Text view
bpy-9
View options
Tags:
Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.
আমাদের সাথে আছে 111 অতিথি এবং 1 সদস্য অনলাইন
গুলশানের আশকারা পায়া পায়া ছাগুবৃন্দ মানী লুক হৈতেছে । ব্লগের চাবিকাঠি উনাগো হাতে । উনাগো ' ইশারায়ে কাফি ' । শাবনূর - পপি থাকলে ভাল , নিজামী - গোআযম থাকলে আরো ভাল , কিন্তু মুক্তিযুদ্ধের কথা লেখা যাইবো না । লেখলেই পোস্ট মুইছা যাইব , প্রোগ্রামিং করা আছে । বেশি লেখলে হয়া যাবা ব্যান । আইজকা নিভৃত পথচারী , মাহমুদ মামূন , পঞ্চভূজ , বিগব্যাং , মাথামোটা , সংস্থাপক , মিসকল মফিজ ব্যান হৈছে । জামাতিগো বিপক্ষে লেখনের শাস্তি তাগো সাথে সাথে মিটায়া দেয়া হৈছে । খুব ভাল হৈছে । আমরা খুশি হৈছি । সামহোয়্যার কর্তৃপক্ষ , আমাগো প্রাণঢালা অভিনন্দন গ্রহণ কৈরা লন । আসুন ব্লগের পরিবেশ স্থিতিশীল রাখি । আসুন পঙ্গপালের চড়ুইভাতির আপডেট , সুশীলদের রচনাসমগ্র , বিবাহবার্ষিকী , পাঞ্জেরী , কম্পিউটারের স্টার্ট মেনু , ত্রিভুজ , হিজাব , উলঙ্গজীব , পাগল - ছাগল - এইগুলা পৈড়া সময় কাটাই । বুঝতে হৈব , জামাতিগো হাত বহুত উপ্রে চৈলা গেছে ।
পোষ্ট করেছেন : ১৩ টি মন্তব্য করেছেন : ২৩৬ টি ব্লগ লিখছেন ০ বছর ৪ মাস ১১ দিন ব্লগটি দেখা হয়েছে : ১১৪৯ বার
২০০৮ সালের ফেব্রুয়ারীতে দেয়া জবানবন্দিতে হাফিজুর রহমান অস্ত্র চালান খালাস প্রক্রিয়া থেকে শুরু করে এই ঘটনায় জড়িতদের নাম প্রকাশ করেন । এই জবানবন্দির সূত্র ধরে একে একে ফেঁসে যায় জোট সরকারের সাবেক মন্ত্রী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ।
তামান্না মিনহাজ বলেছেন : আপনার ভাষা বলে দিচ্ছে আপনার অভদ্র ব্যবহার এবং সামাজিক অবস্থান ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় শহরের একমাত্র মাঠটি সারাবছরই দোকান এবং মেলা পরিচালনাকারীদের দখলে থাকে ।
আমি অলিন্দ খুলিয়া প্রতিক্ষায় ছিলাম । এবং প্রতিক্ষার সফল সমাপ্তি শেষে দিগন্ত রেখায় যাঁহাদের কায়া দেখিতে পাইলাম তাহারা আর কেহ নহে , তোমার বজলু , ফারুক , রশীদ আর দুই মহিউদ্দিন কাকা । আজ আয়নার সামনে দাঁড়াইয়া যাঁহাকে তুমি দেখিতে পাও , তোমার আম্মাহুজুরানের মত আতর বানু যাঁহাদের কারণে আজ আয়না বানু হইতে পারিল , উঁহারা আর কেহ নহে , তোমার এই কাকারা । দুই ফোঁটা চোখের পানি ফেলিও তাঁহাদের জন্যে । বড় ভাল লাগিল তাঁহাদের দেখিয়া । তাঁহারাও আবেগে আপ্লুত হইল । কেহ কেহ আমাকে দাঁয়ী করিতে চাহিল গলায় ম্যানিলা রশি ঝুলানোর কারণে । কিন্তূ দিনান্তে হিসাব কসিয়া দেখিলাম আমরা যাঁহারা ৭৫ ' এর গন্দম খাইয়াছিলাম সবাই তো একই পথে বিদায় লইয়াছি । তোমার কাকারা অন্তত আস্তা শরীর লইয়্যা বিদায় লইতে পারিয়াছে , আমার শরীর তো কুকুর শেয়াল দিয়া ভক্ষন করানো হইয়াছিল চট্টগ্রামের বন - জঙ্গলে । ইহা বুঝাইতে পারিয়া তোমার কাকাদের শান্ত করা গিয়াছে । তোমার ৩ / ৪ কাকা এখনও বনে বাদরে পালাইয়্যা বেড়াইতেছে , আমরা সিদ্ধান্ত লইয়াছি সবার আগমন সমাপ্ত হইলে আমরা হাবিয়াতে মহামিলনের আয়োজন করিব । তোমার ধর্মনানাকে স্বপরিবারে দাওয়াত করিব । উনার কাছে ক্ষমা চাওয়ার পাহাড় জমিয়া আছে , অবমুক্ত হইবার উহাই হইবে উপযুক্ত উপলক্ষ্য ।
বাণিজ্যমন্ত্রী বলেন , " শতকরা ১৫ ভাগ প্রবৃদ্ধি ধরে চলতি অর্থ বছর ( ২০১১ - ২০১২ ) রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । সেই হিসেবে চলতি অর্থ বছর ২৬ হাজার ৩৬০ দশমিক চার মিলিয়ন মার্কিন ডলার রফতানি আয়ের প্রস্তাব করা হয়েছে ।
চে গুয়েভারা ২ বলেছেন : যমুনার অই পারে কালো পাথরের তাজমহল করার কথা ছিল যাতে সাজাহানের কবর হবে । অওরংজেব তা দেন নাই । তাই শাজাহানের কবর টা খুব ই অ জ্যমিতিক । আর যারা ডিজাইনার ছিলো তাদের সহ সবার বৃদ্ধাগুল কেড়ে ফেলা হয়েছিলো ।
ব্লগে প্রকাশিত লেখা ও মন্তব্য একান্তই ব্লগারের । এ জন্য ব্লগ কর্তৃপক্ষ দায়ী নয় । যে কোন সমস্যায় জন্য ফিডব্যাকে যোগাযোগ করুন ।
হবিগঞ্জ , বাংলাদেশনিউজ২৪x৭ . কম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে সাবেক এক পোস্ট মাস্টার নিহত হয়েছে । রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা - সিলেট মহাসড়কের তালুগড়াই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে । নিহত মোঃ করম আলী ( ৯০ ) হবিগঞ্জ সদর উপজেলার তালুগড়াই গ্রামের বাসিন্দা এবং শায়েস্তাগঞ্জের সাবেক পোস্ট মাস্টার । শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায় , তালুগড়াইতে মহাসড়কের পাশে করম আলী একটি গাছের নীচে বসে ক্ষেতে কৃষকের ধান কাটা দেখছিলেন । মাসুক মিয়া বলেন , বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় । এ সময় গাছের বড় ডাল ভেঙ্গে করম আলীর মাথায় পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / প্রতিনিধি / এসএ .
নাটোরের চিফ জুডশিয়াল ম্যাজিষ্টেট আদালত মঙ্গলবার এই রিমান্ড মঞ্জুর করেন । মামলার তদন্ত কর্মকর্তা নাটোর থানার এস আই জালাল উদ্দিন জানান , আম ব্যবসায়ী মোশারফ হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি বিএনপি কর্মী মামুন , রফিকুল ইসলাম , আলম ভুঁইয়া , মাসুদ রানা ও মামুনুর রশিদের প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড চাওয়া হয় । শুনানির সময় আদালতকে জানানো হয় , আসামিরা হরতাল সফল করতে পরিকল্পিতভাবে আম বোঝাই ট্রাক থামিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় । আগুনে ট্রাকের কেবিনে ঘুমিয়ে থাকা ব্যবসায়ী মোশারফ হোসেন গুরুতর ভাবে আহত হন । গত শনিবার রাতে চিকিৎসা চলাকালে ব্যবসায়ী মোশারফ হোসেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটেই মারা যান । ওই ঘটনার সাথে গ্রেপ্তার হওয়া আসামিরা ছাড়া আর কারা জড়িত তা জানার জন্য আসামিদের রিমান্ড প্রয়োজন । আসামি পক্ষ আদালতকে জানায় , ওই ঘটনার সঙ্গে হরতালের কোন সম্পর্ক নেই । এটা নিছক একটি ডাকাতির ঘটনা । ঘটনাটি টানা ৪৮ ঘন্টা হরতাল চলার সময় ঘটেছে । আটককৃতরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত । তাই তাদের হয়রানি করার জন্য এ মামলায় জড়িয়ে রিমান্ড চাওয়া হয়েছে । উভয় পক্ষের শুনানি শেষে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট মো . লিয়াকত আলী মোল্লা অভিযুক্ত মামুনের দুই দিন এবং অনান্য আসামিদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন । রিমান্ডের আদেশ পাওয়ার পরপরই তদন্ত কর্মকর্তা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য নাটোর সদর থানায় নিয়ে যান । প্রসঙ্গত গত বুধবার রাতে চাপাইনবাবগঞ্জ জেলার কানসাট থেকে ছেড়ে আসা ঢাকা গামী আম বোঝাই একটি ট্রাক রাত ১১টার দিকে নাটোর শহরের তেবাড়িয়া বাইপাস দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত ব্যক্তিরা অগ্নিসংযোগ করে । এতে ট্রাকের কেবিনে থাকা আম ব্যবসায়ী শরিয়তপুর জেলার ঘোষালশিকদার কান্দি গ্রামের আইয়ুব হোসেনের ছেলে মোশারফ হোসেন অগ্নিদগ্ধ হন । তার মৃত্যুর পর নাটোর জেলা আওয়ামী লীগ সোমবার দুপুরে শহরে শোক র্যালী ও গায়েবানা জানাজা করেছে । শহরের কাচারী মাঠে গায়েবানা জানাজা শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাজেদুর রহমান খাঁন ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট হানিফ আলী শেখের নেতৃত্বে একটি শোক র্যালী শহর প্রদক্ষিন করে ।
সাত সাগর দূরের দূর্লভ রাজকন্যা তুমি তোমার ভালবাসায় ভুলেছিলাম আমার যতো দুখ ,
সুদীর্ঘ অন্তর্ধানান্তর আশ্রমে ফিরিয়া আসিয়াছেন ধরাধাম গুরু ন্যাড়া বাবা । গাবগাছের তলায় পদ্মাসনে বসিয়া হাক দিলেন ; " আয়রে আমার টিয়া , আয়রে আমার ময়না ! ! " সাজসাজ রব পড়িয়া গেল চতুর্দিক । প্যা পো … প্যা পো । আনাচে - কানাচের হরিদাস পাল ভক্তবৃন্দ হন্ত - দন্ত ছুটিয়া আসিল । " কই আছিলেন গুরু ? খবর সবর কি ? কি কাহিনি ? কি ইতং ? ? " গুরুর সুদীর্ঘ প্রয়ানে . . .
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীসহ উত্তরাঞ্চরের নদীগুলো দূষণমুক্ত রাখা ও খননের দাবীতে গতকাল বৃহস্পতিবার সকালে মানবন্ধন ও শুভ্রপদযাত্রা করছে পজন্মজোট নামের একটি সংগঠন । চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন , সিয়াম সারোয়ার জামিল ,
স্টাফ রিপোর্টার ( দিনাজপুর নিউজ ডটকম ) ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ধর্মভিত্তিক ১১ দলের ডাকা দেশব্যাপী টানা ৩০ ঘন্টার হরতাল দিনাজপুরে ঢিমেতালে হরতাল পালিত হয়েছে ।
ঢাকা , ১২ জুলাই : মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী , সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ চার শীর্ষ নেতার বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করে আগামী ১ . . . বিস্তারিত »
লাষ্ট্রদ্রোহের অভিযোগে জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাল্ফ্মদ মুজাহিদ , সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ও সাবেক সচিব এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান শাহ মোঃ হান্নানকে প্রচলিত আইনে গ্রেফতার করে বিচার দাবি করলেন এক মুক্তিযোদ্ধা ৷ গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে উপস্থিত হয়ে অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে রাষ্টদ্রোহের অভিযোগ এনে দ - বিধির ১২১ ( এ ) ও ১২৩ ( এ ) ধারায় মামলাটি দায়ের করেন ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার দক্ষিণ রামেরকান্দা গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান ৷ মহানগর হাকিম এমরান হোসেন চৌধুরী বাদীর জবানবন্দি গ্রহণ করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য ও তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ৷ বিস্তারিত »
তারা খিলখিল করে হাসে ভুরু নাচিয়ে কলকল করে ঢলঢল করে ঢলে পড়ে তারপরও তাদের ছুঁতে পারি না ধ্যাত্তরি , আমি ছাই আগেই ভালো ছিলাম . . . আমি লেস্টারস্কয়ারের সেক্সশপ দেখি অজানা ভাষায় হেঁটে চলা নিতম্ব আর তাদের স্তনের গিরিখাত দেখি দেখি আর চোখ ফিরিয়ে নিই ধ্যাত্তরি , আমি ছাই আগেই ভালো ছিলাম . . . থিয়েটারের মেয়েটি বলত , তুমি নচ্ছার , দুষ্টু শুধু আমার ঠোঁটই চোষো , জানো না আমার বুকে তুমি হারিয়ে যেতে পারতে আমি হাসি , আর তাকিয়ে থাকি হায় , আমি তখন বেশ ভালোই ছিলাম . . . বিদেশ বিভুঁইয়ে বিভ্রান্ত এখন খুঁজে ফিরি , খালি খুঁজে ফিরি তুমি কানতা , আমি তখন হাসতাম হাসতাম আর এখনো হাসি , আর ভাবি ধ্যাত্তরি , আমি ছাই আগেই ভালো ছিলাম . . . তুমি ফোন এখনো করলে না , জানি তুমি ব্যস্ত তাকে নিয়ে , ওরও আজকে বিশেষ দিন , পারো না তা এড়াতে তুমি চাও নিশ্চিত জীবন , আর আমি . ফাজিল একটা , তাই , ধ্যাত্তরি আমি ছাই আগেই ভালো ছিলাম . . . শোনো বাল , তোমারে আমি ভালোবাসি হা হা হা হা হা হা হা ( মাতলের হাসি ) আমার ওরে চোদার টাইম নাই সেইটা তুমিও জানো , জানো বলেই তুমি আপোষ করো , আর আমি ধ্যাত্তরি , আমি ছাই আগেই ভালো ছিলাম . . . তুমি তো আমাকে ফোন করবেই আজ নয়তো কাল , নয় পরশু , নয় তরশু তুমি থাকতে পারবে না আমাকে ছাড়া পারবে না তুমি থাকতে একদমই বললাম তো , আমাকে ছেড়ে । আমি জানি তুমি সংসার করবে কিন্তু ভালো তো বাসবে শুধু আমাকে হা হা হা হা হা হা হা হা ( মাতালের হাসি ) আমি তাই ভেবে এখন খুব ভালো আছি । আমি ছাই আগামীতেও ভালো থাকব . . . কারণ আমি জানি যে তুমি নিশ্চিত জানো আমি ছাড়া আর কেউ তোমাকে এতো ভালোবাসেনি । ভালোবাসবেও না . . . . . ________________________ ১ সেপ্টেম্বর , ২০০৭ , শনিবার ॥
শাহ আখতারুজ্জামান , ছাতক : ছাতকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পালকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামিয়াতুল মোদর্রেছিন ছাতক উপজেলা শাখা । সিলেটের গোলাপগঞ্জে বদলী উপলে গত বৃহস্পতিবার রাতে জালালিয়া দাখিল মাদ্রাসায় এক বিদায় সংবর্ধনার অয়োজন করা হয় । জামিয়াতুল মোদর্রেছিন উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও কালারুকা মাদ্রাসার সুপার মাহবুবুর রহমানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্টানে বক্তব্য রাখেন , অধ্য মাওলানা আব্দুল আহাদ , মাওলানা নুরুল হক , মাওলানা আজিজুর রহমান , মাওলানা সামছুর নূর , মাওলানা মোশাহিদ আলী , মাওলানা শরিফুল ইসলাম , মাওলানা জহুরুল হক , মাওলানা ছাদিকুর রহমান প্রমূখ । অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ফজলুল হক ও ক্রেষ্ট প্রদান করেন সংগঠনের সেক্রেটারী মাওলানা আবু বক্কর সিদ্দিক । মানপত্র পাঠ করেন , সামছুল কবির মিছবাহ । না ' ত পরিবেশন করেন , মাওলানা কামরুজ্জামান ।
গাজীপুর , ১২ জুলাই : গাজীপুর পৌরসভার এক কমিশনারের বাড়ির ছাদ থেকে ১৯টি তাজা গাঁজার গাছ ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ কমিশনার পুত্র রুহুল আমিন রাজিবকে ( ২৬ ) গ্রেফতার করেছে র্যাব । ভ্রাম্যমাণ আদালত মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে রাজিবকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও . . . বিস্তারিত »
সিরাজগঞ্জ প্রতিনিধি : রাস্তায় পানি জমে গর্তের সৃষ্টি হয়ে তাড়াশ রানীর হাট সড়কের বেহাল দশা হয়েছে । সড়কটি [ Read More ]
কোমরেতে তলোয়ার হাতেতে বন্দুক ছরদ্১ হইয়া গেল নছরের বুক । । দাঁড়ি মাঝি ছিল যত ছুয়ানী টেন্ডল হাত পা লড়িতে তারার যুগৎ নাই বল । ছুলুপে উডিয়া ডাকু কিনা কাম করে নছর মালুমের পরথম গলা চাবি ধরে । গলা চাবি ধরি পরে মারিল চোয়াড় ডেরার২ মুখে পড়ি নছর করে হাহকার । ।
২০০৯ সালের সেপ্টেম্বর মাসে মনজিলা বানু মোহাম্মদপুর ৬ নম্বর রোডে ২৪৩ , মোহাম্মদীয়া হাউজিংয়ে বেসরকারি মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের প্রকৌশলী মনজুরুল করীম ও তার স্ত্রী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কর্মরত ডা . জোবায়দা গুলশান আরার বাড়িতে গৃহপরিচারিকার চাকরি নেয় । গত বৃহস্পতিবার মনজিলা বানু হঠাত্ করেই জ্বরে আক্রান্ত হন । তাকে চিকিত্সা দেন চিকিত্সক গৃহকর্ত্রী ডা . জোবায়দা গুলশান আরা ।
এটুকু বলেই বাবা থামলেন । আর বাবা থামতেই অবনিল চট করে প্রশ্ন করে বসল , " বাবা পাঞ্জা কী ? " বাবা বললেন , " পাঞ্জা অর্থ হচ্ছে খোলা হাত । একটি খোলা হাতে কয়টি আঙুল আছে দ্যাখ ? " বলেই বাবা খোলা হাত দেখালেন । অবনিল তো আগেই জানে একটি হাতে পাঁচটি আঙুল থাকে । বলল , " পাঁচটি । " বাবা বললেন , " এই পাঁচটি আঙুল মানে হচ্ছে পাঁচজন । এই পাঁচজন হচ্ছেন - হযরত মুহম্মদ ( সাঃ ) , বিবি ফাতেমা ( রাঃ ) , হযরত আলী ( রাঃ ) এবং ইমাম হাসান ও ইমাম হোসেন ( রাঃ ) - কে বোঝায় ।
বুঝা যায় আধো প্রেম , আধখানা মন -
কালাপাহাড় বলেছেন : আপনি ছবিটা যেখান থেকে সংগ্রহ করুন না কেন , ঐ লোকের ছবি যে আলাদা এটা স্পষ্ট বুঝা যাচ্ছে আর এটা কোন ব্যানার বা পোষ্টারের মতো লাগছে না । আশা করি আমাদেরকে ধোকা দিবেন না ।
সূরা কামার ( মক্কায় অবতীর্ণ ) , আয়াত সংখাঃ ৫৫
৬২ . সিয়ারু আ ' লামিন নুবালা , ২য় খন্ড , পৃঃ ২৩৮ ।
মাগুরা , ৮ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : মাগুরা সদর উপজেলার আলমখালী বাজারে বৃহস্পতিবার রাতে গরু চুরির ঘটনায় জড়িত অভিযোগে সেকেন মোল্লা ( ৪৫ ) নামে ১ ব্যক্তি গণপিটুনিতে গুরুতর আহত হয়েছে । তাকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
বিষাক্ত রাসায়নিক দিয়ে পাকানো ফলমূলে ঠাকুরগাঁও বাজার সয়লাব । আগে ব্যবসায়ীরা ফল পাকাতে কার্বাইড ব্যবহার করলেও এখন এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি নতুন রাসায়নিক । ইতোফোন দলের ভারতীয় রাসায়নিক রাইজার , কমোড ও হারভেস্ট মূলত ব্যবহূত হতো ফল - ফুলের আকার বড় করতে ও ফলন বাড়াতে । তবে এখন ব্যবসায়ীরা এই রাসায়নিকটি ফল পাকাতে ব্যবহার করছেন । রাসায়নিকটির সুবিদা হলো , ফল না পাকলেও ফলের রং ধারণ করে প্রাকৃতিকভাবে পাকানো ফলের মতো । ১১০ টাকা মূল্যের এক বোতল ইতোফোনে ৫০ মণের মতো ফল পাকানো সম্ভব । ঠাকুরগাঁওয়ের বিভিন্ন আম , লিচু ও কলা বাাগনে সরেজমিনে ঘুরে দেখা গেছে , বাগান মালিকরা ফল টাটকা রাখতে ফরমালিন ব্যবহার করছে । এর সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইতোফোন । মানবশরীরের জন্য বিষাক্ত এ রাসায়নিক দেদারসে ব্যবহার হলেও এগুলো দেখার যেন কেউ নেই । ডাঃ জেড আর সুমন জানান , রাসায়নিক মিশ্রিত এসব ফল খেলে মানুষের পাকস্থলি , লিভার ও কিডনিতে মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে । ঠাকুরগাঁওয়ে এক আমবাগান মালিক শহীদ জানান , সব আমের বোটার নিচে কাল দাগ পড়ছে তা পরিষ্কার করতে গাছে থাকা অবস্থায় আমের গায়ে শ্যাম্পু ও বোরণ মিশ্রিত পানি সপ্রে করছেন । আম , লিচু এবং কলায় পাকা ফলের রং আনতে ব্যবহার করছেন হরমোন জাতীয় ওষুধ । ফলের রং ভাল না হলে বাজারে চাহিদা এবং দাম কমে যায় বলে তিনি জানান । কৃষি অফিসের পরামর্শে তারা এ কাজ করছেন বলে দাবি করেন তিনি । ঠাকুরগাঁও কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ - পরিচালক বেলায়েত হোসেন জানান , অসাধু ফলবাগান ও ব্যবসায়ীদের বিরুদ্ধে শিগগির অভিযানে নামতে যাচ্ছে ভ্রাম্যমাণ আদালত ।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান , আগুনে ১২ লাখ টাকার মালামাল নষ্ট হয় । আর ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে । ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয় , আরকো কোম্পানি লিমিটেড নামে এ প্রতিষ্ঠানে সকাল সাড়ে পাঁচটার দিকে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় । এ সময় কারখানাটি বন্ধ ছিল । মুহূর্তের মধ্যে কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ে । এতে কারখানায় থাকা কাঁচামাল , তৈরি ফোম , ককসিট ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয় । ফায়ার সার্ভিসের দুটি স্টেশন থেকে ছয়টি গাড়ি এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।
প্রশ্ন ( ৩৫ / ২৩৫ ) : ২৫ বছর আগে আমি একটি কোম্পানীর শেয়ার কিনি । বর্তমানে তা মূল টাকার চাইতে অনেক গুণ বেশী দামে বিক্রি হচ্ছে । এখন বর্তমানের বর্ধিত মূল্য গ্রহণ করা আমার জন্য জায়েয হবে কি ? - আব্দুল্লাহ লাকসাম , কুমিল্লা । উত্তর : শেয়ার বিক্রি করে পুরা টাকা উত্তোলন করুন । অতঃপর আসলটা রেখে দিন ও বাকীটা কোন কল্যাণকর কাজে ব্যয় করুন । কেননা ওটা সূদ । আল্লাহ স্বীয় অনুগ্রহে আপনাকে অভাবমুক্ত করবেন এবং এর উত্তম প্রতিদান দিবেন । তিনি বলেন , ' যে ব্যক্তি আল্লাহকে ভয় করে , আল্লাহ তার জন্য পথ খুলে দেন ' । ' এবং তিনি তাকে রূযী দান করেন এমন পথে , যা সে ধারণাও করতে পারে না । আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে , আল্লাহ তার জন্য যথেষ্ট হন ' ( তালাক ২ - ৩ ) ।
আমি কবিতা লিখি আমার নিজের জন্য আমার দিন যাপন নিয়ে আমার জিজ্ঞাসা আবুল হাসানের মতো আমারও বলতে ইচ্ছে করে ' আমার হবে না আমি বুঝে গেছি … ' অথবা ' আমি জানতাম হে অর্জুন ! আমি ঠিক জানতাম ! . . . ' এক ব্যর্থ অসফল সময় কাটানোর ক্লেদ ( নাকি কুসুম ? ) এবং খেদ নিয়ে গাঢ় দুঃখভরা রজনীগুলো কোনোমতে পাড় করি মাঝে মাঝে ঘন তুষারের সাথে , কখনো দূর্বাঘাসে , খাড়ারোদে , পাতার ছায়ায় , কখনোবা দীর্ঘরাত্রির কাছে শুশ্রুষা চেয়ে গোপনে সমর্পিত হই … কেউ কখনো গভীর মমতা নিয়ে কুশলাদি জিজ্ঞাসা করেনি ; একটু আধটু খোঁজ খবর নেয়নি ! মাঝে মাঝে মন বিষন খারাপ লাগে চাই সব ছেড়েদিয়ে আধুনিক কৃত্রিম জীবন যাপন করে চালাক হয়ে উঠার চেষ্টা করি কিন্তু পারি না ! আমি কিছুই পারি না ! ! ! ধন্যবাদ ।
চাঁপাইনবাবগঞ্জ ৩৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সৈনিক কোয়াটারে এক গৃহবধু আত্মহত্যা করেছে । আত্মহত্যা করা গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে কর্মরত বিজিবি সদস্য সিপাহী আবু সাঈদের স্ত্রী আফরোজা খাতুন ( ২২ ) । সদর থানা পুলিশের উপ - পরিদর্শক রুহুল আমীন জানান , সোমবার চাঁপাইনবাবগঞ্জ ৩৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ( বিজিব ) ' র সৈনিক আবাসিক কোয়াটার শাপলা ' য় দুপুর পৌনে ১২টার দিকে বাথরুমে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে আফরোজা ( ২২ ) । পুলিশ জানায় , পারিবারিক কলহের কারণে এঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধরাণা করা হচেছ । তাদের ১৩ মাস বয়সের একটি শিশু কণ্যা রয়েছে । আফরোজা মাগুরা জেলার কান্দির পাড়া উপজেলার রাধানগর গ্রামের বিজিবি ' র অবসরপ্রাপ্ত নায়েক সুবেদার ইসাহাক আলীর কণ্যা । এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে ।
মাদারবাড়ি নাকি মাথাতবাড়ি । আমি যখন থাকতাম তখন এক রিকসাওয়ালাও আসতে চাইতো তাই এই কথাটা প্রচলন ছিলো । : - )
ধন্যবাদ আলোকিত । ভিস্তা ওয়ালপেপার - মেড ইন বাংলাদেশ ( নাকি ম্যাড ইন বাংলাদেশ ! প্রাকৃতিক সৌন্দর্য দেখে তো ম্যাড - ই হয়ে যাবার কথা ) ছবিটা ডেস্কটপে ভালই লাগছে ।
প্রবল বেগে ধেয়ে আসছে ১ / ১১ : মইন - মাসুদ আবার সক্রিয় 08 জুলাই 2011
রদেভূ এটিএন বাংলায় ঈদের দ্বিতীয় দিন রাত ০৭টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ নাটক ' রদেভূ ' । পান ' শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন । নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন - তারিন , মীর সাব্বির , হুমায়ূন ফরিদী প্রমূখ ।
এবিষয়ে আলাপকালে বরিশালের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ - পরিচালক এস . এম . ফারুক বলেন , " এসব গ্রামের মানুষ ৪০ বছর ধরে প্রাথমিক শিক্ষার সূযোগ থেকে বঞ্চিত । এই ৪০ বছরে ৬০ গ্রাম থেকে হাজার হাজার শিশু শিক্ষা সুযোগ পেয়ে শিক্ষিত হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে পারতো । কিন্তু সেটা এখনো হয়ে ওঠেনি । "
ডাউনলোড » আমিনুল » ১১ জুলাই , ২০১১ » 15 টি মন্তব্য » 596 বার দেখা হয়েছে
ইকবাল আহমদ সরকার : নারীনীতি ও শিক্ষানীতি বাতিল দাবীতে গাজীপুর ও টঙ্গীতে পিকেটিং করেছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নেতা - কর্মীরা । তারা বুকে ব্যানার , হাতে কোরআন , কাফনের কাপড় ও লাঠি নিয়ে জেলা শহর ও ঢাকা - ময়মনসিংহ মহাসড়কের বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল করে । সকাল সাড়ে দশটার দিকে গাজীপুর সদরের ঢাকা বাইপাস সড়কের ভোগড়া নামকস্থানে সড়কের ওপর কয়েকটি টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকে । এ সময় আতংক ছড়িয়ে পড়লে দোকান পাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় । পুলিশ তাদের মিছিলে বাধা দিলে হট্টগোলের সৃষ্টি হয় । এক পর্যায়ে বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে হরতালের পক্ষে সমাবেশ করতে থাকে । এতে মাওলানা ফজলুর রহমান , মুফতি সিরাজ উদ্দিন , মুফতি লেহাজ উদ্দিন , মাওলানা আব্দস সাত্তার বক্তব্য রাখেন । সকাল পৌনে দশটার দিকে জেলা শহরে মিছিল বের করলে পুলিশের বাধার মুখে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় । টঙ্গীর চেরাগ আলী মার্কেট ও মধুমিতা রোড এলাকায় হরতালের পক্ষে মিছিল বের হলে পুলিশি বাধার মুখে পড়ে । হরতাল চলাকালে ঢাকা - ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল করেনি । আভন্তরীণ রুটের বাসসহ অন্যান্য যানবাহন চলাচলও ছিল কম ।
প্রতি বছর প্রায় অর্ধশত কোটি টাকা আয়কারী ফসল বাংলার আপেল খ্যাত ঝালকাঠির পেয়ারা বাগান অঞ্চলের পেয়ারা চাষীরা দারুন দুঃশ্চিন্তা দিন কাটাচ্ছে । পেয়ারার ফলন ভালো হলেও সুষ্ঠু বাজারজাত করনের অভাব ও পাইকারদের উপস্থিতি কম হওয়ার কারনে পেয়ারার ভরা মৌসুমও বেচা - বিক্রি তুলনা মূলক কম হওয়ায় লোকসানের আশংকায় পেয়ারা চাষীদের চোখে এখন দুঃস্বপ্ন বিরাজ করছে ।
সর্বশেষ বাঁধন , আমার আকাঙ্খায় তুমি তোল ঝড় আমার বিরানভূমিতে তুমিই সর্বশেষ গোলাপ ।
ডিউরডান্ট শিমুল বলেছেন : ইমাও ! ! ! ডর পাইছি ! ! ! : ( : ( মুপাইল ইউজ ছারুম ক্যামনে ! ! ! অইডাতো গেরালফেরেন্ড - - বানান ভুল খেয়াল করেছি , কিন্তু আজকাল কেন যেন এডিট করতে ভালো লাগেনা । আগে আগে বুঝার জন্য থ্যাঙ্ক্যু - -
৩নং ফুলবাড়ী ইউনিয়নঃ চন্দন সুকলা , ফুলবাড়ী । মোঃ আব্দুল বাছিত , উত্তরভাগ । মোঃ আং ছালাম , উত্তরভাগ । মোঃ ময়না মিয়া , উত্তরভাগ । মোঃ ইসাদ আলী , উত্তরভাগ । মোঃ মানিক মিয়া , উত্তরভাগ । মোঃ লাল মিয়া , ফুলবাড়ী । শহীদ আব্দুল মান্নান ( মনু মিয়া ) , কায়স্থগ্রাম । শহীদ সয়াব আলী , কিছমত মাইজভাগ । শহীদ ইস্বর আলী , কিছমত মাইজভাগ । শহীদ হাছিব আলী , ফুলবাড়ী । ওয়াব আলী , রফিপুর । করানা পাল , রফিপুর । মোঃ সিরাজ উদ্দিন , মোল্লারগাঁও । আং হান্নান , রফিপুর । মোঃ আপ্তাব আলী , রফিপুর । বিমদ চন্দ্র পাল , দড়া । ইকবাল আহমদ চৌধুরী , রফিপুর । বেলায়েত হোসেন খান জামাল , কায়স্থগ্রাম ।
কুষ্টিয়ায় কৃষক খুন : কুষ্টিয়া সদর উপজেলা পল্লীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছে সাজাহান ( ৫৫ ) নামের কৃষককে । গতকাল সকালে এ ঘটনা ঘটে । পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে , সাজাহান সকাল ৮টায় সদর উপজেলার আলামপুর ইউনিয়নের শিমুলিয়া মাঠে নিজ জমি দেখাশোনা করার জন্য গেলে প্রতিপক্ষের স্থানীয় জলিল মেম্বার , মতলেব , মাসুদ , অহিদ , আব্বাস , সফিসহ ১০ / ১৫ জন তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে । পরিবারের লোকজন গুরুতর আহতাবস্থায় সাজাহানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন । উল্লেখ্য , জলিল মেম্বারের সঙ্গে নিহত সাজাহানের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল । এ খুনের ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি ।
বেনাপোল , ৯ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : যশোরের বেনাপোল চেকপোস্টে কোলকাতাগামী শ্যামলি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১৭৮ বোতল ফেনসিডিলসহ বাস চালক আমজাদ শেখকে আটক করা হয়েছে । আজ শনিবার বিকেলে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে । বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প ইনচার্জ জামাল হোসেন বলেন , ঢাকা - কোলকাতাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে ফেনসিডিল পাচার হয়ে দেশে আসছে এমন সংবাদ পেয়ে ঢাকাগামী শ্যামলী পরিবহনের ( ঢাকা - মেট্টো - ব - ১৪ - ১০৫৫ ) একটি বাসে অভিযান চালিয়ে চালকের সিটের নিচে লুকানো অবস্থায় ১৭৮ বোতল ফেনসিডিলসহ চালক আমজাদ শেখকে আটক করা হয় । আমজাদ শেখ পাবনা জেলার বেড়া গ্রামের আরশাফ শেখের পুত্র । এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে তিনি জানান । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এমআর / শাসি / ২০ . ১৪ ঘ . )
ভারত আমাদের জাতির পিতার দেশ । এইগুলি হইতেই পারে ।
ঢাকা , ১১ জুলাই : সাবেক ছাত্রনেতাদের নানা নাটকীয় ঘটনা শেষে ঐতিহ্যবাহী ছাত্রলীগের আগামী দিনের নেতা নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে । সোমবার সকাল থেকে সিন্ডিকেটের দৌড়ঝাঁপ চলে । সর্বশেষ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ . . . বিস্তারিত »
মৌলভীবাজার , ৯ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্মাণাধীন ভবনের ৫ম তলা থেকে পড়ে রানা মিয়া ( ৩০ ) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে । আজ শনিবার সন্ধ্যায় পৌরশহরের হবিগঞ্জ সড়কের সাইদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে । নিহত রানা মিয়ার বাড়ি উপজেলা সদরের উদনার পার এলাকায় । শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো . আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে শীর্ষ নিউজ ডটকমকে জানান , এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / সস / ২৩ . ৩০ঘ . )
এটা আমাদের বিশ্বাস করতে হবে ! ! ! লাদেনকে মারা হলো তারপর তার লাশ কাউকে না দেখিয়ে সাগরে ভাসিয়ে দেয়া হলো ! ! আদো সে লাদেন কি - না এই নিয়ে আমাদের … … … . . । নাকি আমেরিকার তৈরী কোন জড়পদার্থকে সাগরে ভাসিয়ে দিয়ে লাদেন নামক একটি কাল্পনিক নামে চালিয়ে দেয়া হলো নিজেদের এতদিনের কু - কর্মগুলোকে হালাল করতে ।
দু - পেয়ে গাধ বলেছেন : লাল সালুর কবিতা পড়ে পালায় কেন মাইয়ারা সেই কবিতাই দেখলে আবার ভোট দিয়ে যায় সাইয়ারা । এমন যদি হতেই থাকে পাত্রী তবে জুটবে কি ? মরুভূমির বালির ফাঁকে বিয়ের গোলাপ ফুটবে কি ? ইচ্ছে করে লাঙল নিয়ে লালুর মগজ চাষ করি আগাছা সব কাব্যগুলো কোদাল দিয়ে নাশ করি । গোবর সার আর পটাশ দিয়ে লাগাই কিছু এপিক গাছ কাব্য শুনে পাত্রী এসে নাচিয়ে দেবে বাঁদর নাচ ।
এই বিষয়ে আমারও কোন ধারনা নেই আজমল ভাই ।
জনৈক বাঙাল কি বলি আর তাহার কথায় ভীষন ধার কথা বলে সোজা সাপটা আসলে সে লোক চ্যাপ্টা ( বাঙলা নৌকার তক্তা )
এই ব্লগের গুরু ভাই তাহার কিন্তু দাড়ি নাই কালো কোর্তা তাহার গায় জুতা ছাড়া খালি পায় ( জিনের বাদশা )
গাজীপুর , ১২ জুলাই : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদকরণ পাইলট প্রকল্পের কাজ । মঙ্গলবার সকালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা দান প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আখতারোজ্জামান সিদ্দিকী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে পাইলট প্রকল্পের উদ্বোধন করেন । উদ্বোধনী . . . বিস্তারিত »
আজ কোনসূত্রে অর্থ লাভ হতে পারে । পাওনা আদায়ে তাগাদা দিন । সন্তানের বিয়ের আলোচনা হতে পারে । সাংগঠনিক কার্যক্রমের বিস্তৃতি ঘটবে । রোমান্স ও বিনোদন শুভ ।
আমার হেব্বি হার্ট ব্রোকেন হইসিলো যেদিন দেখলাম তিন গোয়েন্দার ভেতরের পেইজে লেখা " বিদেশী গল্পের ছায়া অবলম্বনে " . . আমি বেকুবের মতো ভাবতাম রকিব হাসান বুঝি নিজেই লেখে ! গাড়ির জাদুকর পড়ার সময় এইটা দেইখা সেই যে পড়া ছাড়সি পরের আরো কোনটাই পড়া হয় নাই
জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ - পরিদর্শক মো . মোবারক হোসেন ওই খুনের ঘটনার সত্যতা স্বীকার করে জানান , মিলনের গলায় শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে । তবে কে বা কারা কি উদ্দেশ তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি । এ ঘটনায় মামলা প্রস্ত্ততি চলছে ।
শেখ - হাসিনার দার নামকি ? শেখমুজিব কোথায় কোন বংশে জন্ম গ্রহন করেছেন ? এই প্রশ্নের উত্তরটা আমার একটা পরিক্ষার জন্য জানা খুব প্রয়োজন ছিল । তাই সকল ব্লগারদের কাছে জানাতে চেয়েছিলাম । কিন্তু আমার পোষ্টটি কেন সরিয়ে দেওয়া হলো ? আমি তার জন্য সবিনয়ের সাথে প্রতিবাদ জানাচ্ছি ।
ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন , ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই মধ্যপ্রাচ্যে জনগণের দাবি । ইহুদিবাদী ও মার্কিন প্রচারণা ওই বাস্তবতার কোনো পরিবর্তন ঘটাতে পারবে না ।
ডিজাইন রুটস ফ্যাশন হাউস ডিজাইন রুটস - এর আয়োজনে রয়েছে বাসন্তী , হলুদ এবং সাদা রঙের শাড়ি , সালোয়ার - কামিজ , ফতুয়া । এ পোশাকগুলো করা হয়েছে এমব্রয়ডারি , ব্লক , কাটওয়ার্ক , চুমকির কাজ ।
জানা গেছে , রামপুরা থানার পশ্চিম উলুনস্থিত মৌজার ১৯৮ ও ২০০ দাগের সিটি জরিপ ৫০৩৩ দাগের ৪০ কাঠা অর্থাত্ ৬৬ শতাংশ জমি দখল করে নিয়েছে সন্ত্রাসীরা । এ জমির ওপর হাইকোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও দখলদাররা স্থাপনা নির্মাণ করেই চলছে । এ বিষয়ে গত ৩ ফেব্রুয়ারি জমির অন্যতম মালিক মো . আনোয়ার হোসেন বাদী হয়ে রামপুরা থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ - ৩০ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন । এরপরও সন্ত্রাসীরা বহাল তবিয়তে থেকে জমিতে টিনসেড ঘর ও ক্লাব নির্মাণ করছে । জমিতে দখলকৃতদের নামে একাধিক সাইনবোর্ড বসানো হয়েছে । এর মধ্যে ওই জমির বিদ্যুত্ ও পানির লাইন কেটে দিয়েছে তারা । স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন , ২০ - ৩০ জন অচেনা যুবক ওই জমির পাহারায় থাকে । তাদের ভয়ে এলাকাবাসী ও জমির মালিক তটস্থ ।
২০০৯ - এর মন্দা কাটিয়ে দেশের মোবাইল বাজার আবার চাঙ্গা হয়ে উঠেছে ২০১০ সালে এসে । এ বছর দেশে মোবাইলের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পায় প্রায় ১৬ . ২১৫ মিলিয়ন Continue Reading
আসামীদের মধ্যে সাইদ ও সোবহান পলাতক রয়েছে । এই মামলার প্রধান আসামী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় ।
ডিজিটাল পুংটামী বলেছেন : চে গুয়েভারা ২ বলেছেন : ধন্যবাদ চাচা স্বীকার করার জন্য । এই পোস্ট সরানো দরকার । ক্যচাল লাগাবে । ব্লগ নীতিমালা লংঙ্গন করলে মডুরা সরাবে না করলে সরাবেনা । তবে আমি না সরানোর পক্ষে কারণ আলোচনা হতে পারে ।
বাবুগঞ্জের গ্রামগুলো হলো - শ্রীমন্ত রায় , চরমহিষাদি , নতুনচর ডাকাতিয়া , রবীন্দ্র নগর , বরিপাশা , গোয়ালদি মুশুরিয়া , ফুলতলা , মেঘিয়া ও রাহুত কাঠী ।
লেখক বলেছেন : ভাই বাংলাদেশ স্পিন নির্ভরশীল দেশ । তাই তো এত স্পিন রাখা । যার কাছে যার টা প্রিয় আর কি । কমেন্টের জন্য ধন্যবাদ ।
মুরাদনগর উপজেলার করিমপুরপুর গ্রামে মক্কাইন ( দুদস ) কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন আল রশীদ । . . . ছবি - হাবিবুর রহমান
পোস্ট করা হয়েছে : বৃহঃ অক্টোবর ০৮ , ২০০৯ ১১ : ৩০ অপরাহ্ন
লেখক বলেছেন : এইটা কুনু চেনা পৈতাল . . . ফটুও দিছে . . . হা হা তয় এগুলানের মাঝে শিষ্ঠাচারের বড়ই অভাব . .
উদাহরণ ইতিহাসের পাতায় পাতায় দেখা যায় । মহাভারতে আমরা দেখতে পাইছি , যুধিষ্ঠির নামে এক আবাল আছিলো । গেম ফিক্সিং সম্পর্কে তার বালের আইডিয়াটাও নাই , আর হালায় গেছে পাশা খেলতে চালাক দুর্যোধনের লগে । খেলবি তো খেল , হালায় বোকাচোদা বাজি লাগায়া খেলতাছে আর বাজি হইতাছে তার শেয়ারিং বউ দ্রৌপদী । বউরে লাগাইছে বাজি , আচোদা আর কারে কয় ।
. . . " মৌমাছি , মৌমাছি , কোথা যাও নাচি ' নাচি ' দাঁড়াও না একবার ভাই । " " ওই ফুল ফুটে বনে , যাই মধু আহরণে , দাঁড়াবার সময় তো নাই । " " ছোট পাখি , ছোট পাখি , কিচি - মিচি ডাকি ডাকি ' কোথা যাও , বলে যাও শুনি ? " " এখন না ক ' ব কথা , আনিয়াছি তৃণলতা , আপনার বাসা আগে বুনি । " " পিপীলিকা , পিপীলিকা , দল - বল ছাড়ি একা কোথা যাও , যাও ভাই বলি । " " শীতের সঞ্চয় চাই , খাদ্য খুঁজিতেছি তাই , ছয় পায় পিল্ পিল্ চলি । " . . .
মহেন্দ্র । কিন্তু ভাবা উচিত । তোমার এমন স্বামীটিকে যদি অসাবধানে বিগড়াইতে দাও , তবে এর পরে কাহাকে দোষ দিবে ?
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন , বরিশাল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়েদুল হক চাঁন । তিনি বলেন , " কামাল - শিরিন দুজনই স্থায়ীভাবে ঢাকায় থাকেন । তারা সুবিধাবাদী ও মতলববাজ নেতা হিসাবে পরিচিত । ঘোষিত কমিটি বাতিল করা না হলে অবস্থান ধর্মঘট , অবরোধসহ ঢাকা মার্চ কর্মসূচি ঘোষণা করা হবে । "
হিজলা থানার ওসি রফিকুল হোসেন জানান , মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মো . আফসারউদ্দিন হাওলাদার ও আওয়ামী লীগের কয়েকজন নেতা মিলে এ ঘটনার ইন্ধন দেয় । যার কারণে ঘটনার সাথে সংশ্লিষ্ট প্রত্যক্ষ ও পরোক্ষোভঅবে অভিযুক্ত ১২ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন ঘটনায় আহত এএসআই হাকিম ।
নারায়ণগঞ্জ , ১২ জুলাই : নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ করে অপসারণ দাবি করেছে সড়ক ও জনপদ বিভাগের ঠিকাদার সমিতির কর্মকর্তরা । মঙ্গলবার সকালে এসব অভিযোগ তুলে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের ঠিকাদার সমিতি ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের . . . . বিস্তারিত »
চারু কহিল , ' আঃ , বিরক্ত কোরো না , আমাকে পড়তে দাও । ' পিঠের কাছে দাঁড়াইয়া অমল ব্যঙ্গস্বরে পড়িতে লাগিল , ' আমি তৃণ , ক্ষুদ্র তৃণ ; ভাই রক্তাম্বর রাজবেশধারী অশোক , আমি তৃণমাত্র ! আমার ফুল নাই , আমার ছায়া নাই , আমার মস্তক আমি আকাশে তুলিতে পারি না , বসন্তের কোকিল আমাকে আশ্রয় করিয়া কুহুস্বরে জগৎ মাতায় না - - তবু ভাই অশোক , তোমার ঐ পুষ্পিত উচ্চ শাখা হইতে তুমি আমাকে উপেক্ষা করিয়ো না ; তোমার পায়ে পড়িয়া আছি আমি তৃণ , তবু আমাকে তুচ্ছ করিয়ো না । '
নাই মামার চেয়ে কানামামা ভালো । সারা জীবন খারাপ কাজ থেকে বিরত না থাকার চেয়ে রোজা উপলক্ষে যদি দুইদিন বিরত খাকা যায় , সেটাই বা মন্দ কিসে ?
পাহাড় ও নদীর আশপাশের ছোট গ্রামগুলো যাদের পদচারণায় মুখরিত তারা আদিবাসী জনগোষ্ঠী হাজং নামে পরিচিত । নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুরে প্রায় সাড়ে আট হাজার হাজং পরিবার বসবাস করে । হাজং শব্দটি কাছাড়ি শব্দ হা - জো থেকে এসেছে । কাছাড়ীিভাষায় হা অর্থ পাহাড় আর জো অর্থ পর্বত । পাহাড় পর্বতে বসবাস করে বলে এদের হাজো বলা হয় । এ হাজো থেকেই হাজং । ইতিহাস থেকে জানা যায় , হাজংরা ক্ষত্রিয় জাতির অন্তর্গত । আচার - আচরণ , রীতিনীতি ও ঐতিহ্যে আজো তারা নিজস্ব ধারা ধরে রেখেছে । বাংলাদেশের শেরপুর , রংপুর , দিনাজপুর , ময়মনসিংহ ও নেত্রকোনার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় এদের বাস । এছাড়া গাজীপুর , সুনামগঞ্জ , টাঙ্গাইলে কিছু হাজংয়ের বাস রয়েছে । হাজংদের গায়ের রঙ ফরসা ও শ্যামলা , দুই ধরনেই দেখা যায় । চোখ ছোট ও মাঝারি কিন্তু কালো । হাজং নারীদের পোশাকের নাম পাথিন । পুরুষদের পোশাক ছিল ধুতি আর টোবা । মেয়েদের এখনো পাথিন পরতে দেখা গেলেও বয়স্ক পুরুষ ছাড়া অন্যদের ধুতি পরতে দেখা যায় না । অনেকের মতে , হাজং ভাষার সঙ্গে পালি ভাষার মিল আছে । আবার অনেকে বলেন , হাজং ভাষা তিব্বতি ও বর্মি ভাষা থেকে এসেছে । বাংলা ভাষার সঙ্গে হাজং ভাষার মিল আছে । হাজং ভাষার কোনো লিখিত বর্ণমালা নেই । সনাতন বা হিন্দু ধর্মের অনুসারী বলে হাজং নারীরা কপালে ও সিথিতে সিদুর পরেন । হাজং সমাজে বিয়ে আছে চার ধরনের । সবচেয়ে প্রচলিত হচ্ছে স্বাভাবিক বিয়ে । এছাড়া তিন ধরনের বিয়ে হয় । হাঙ্গা , দায়মারা ও দায়পোড়া । হাজং জনগোষ্ঠী মূলত কৃষিজীবী । কৃষির মূল কাজ মেয়েরাই করে । জমিতে ফসল লাগানো , সময় মতো ফসল কাটা এবং এ ফসল মাড়াই করার পুরো কাজটাই মেয়েরা দক্ষতার সঙ্গে করে থাকে । জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে তা বিক্রি করাও হাজংদের অন্যতম জীবিকা ।
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন , বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য জিহাদ করা ফরজ । জিহাদ মানে শক্তি প্রয়োগ , জঙ্গিবাদ , হত্যা নয় । জিহাদ মানে নাঙ্গা তলোয়ার , বোমাবাজি নয় । কাউকে বক্তৃতা দিয়ে দিয়ে বোঝানো , কলম দিয়ে কিছু লেখাও জিহাদ । গতকাল শুক্রবার বিকেলে বড় মগবাজারের আল - ফালাহ্ মিলনায়তনে রমনা থানা জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ টি এম আজহার এ কথা বলেন । তিনি বলেন , ' আল্লাহর পথে জিহাদ করা সব নারী ও পুরুষের জন্য অপরিহার্য । … বাংলাদেশে আল্লাহর আইন , কোরআনের শাসন নেই । এগুলো বাস্তবায়ন করতে হলে আল্লাহর পথে জিহাদ করতে হবে । ' জামায়াতের …
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় পাকিস্তানের কমপক্ষে ৩০ জন সেনার মৃত্যু হয়েছে । হামলাটি ঘটে পাকিস্তানের উত্তর - পশ্চিমাঞ্চলের আফগান সীমান্তে । মঙ্গলবার সেখানকার সেনাবাহিনী এ কথা জানায় । সোমবার রাতে প্রথম হামলায় ৬ জনের মৃত্যু হয় । এর পরপরই আরেকটি হামলায় কমপক্ষে ১৯ জন মারা যায় । ওসামা বিন লাদেন হত্যার পর যুক্তরাষ্ট্র পাকিস্তানে প্রায়ই ড্রোন হামলা চালায় । জুনের পর থেকে এ পর্যন্ত ড্রোন হামলায় ৯০ জন সেনার মৃত্যু হয়েছে ।
উপকরণঃ করমচা ১ কাপ , শুকনা মরিচ টালা গুঁড়া ২ টেবিল চামচ , আদা কুচি ১ টেবিল চামচ , সাদা সিরকা ২ টেবিল চামচ , চিনি আধা কাপ , সরিষার তেল ৪ টেবিল চামচ , মেথি সামান্য , মৌরি আধা চা চামচ , লবণ স্বাদমতো , ফিটকিরির পানি ।
সমস্যাটা পরে ফাইন্ড আউট করতে পরেছি দাদা তাও আবার আমার উনিই করেছেন । এবার বলেই ফেলি ব্যাপারটা , কষাই বেটা আগেই একটি খাঁসি জবাই করে রেখেছিল , নুতন করে আমার সিলেক্ট করা খাঁসিটি জবাই করে আমার অগচরে আগের জবাই করা খাঁসিটির সংঙে মিশিয়ে দিয়েছে । আমাকে মাংশ দেবার সময় কষাই বেটাও বুঝতে পারে নাই যে , পা চারটির পরিবতে পাঁচটি গিয়েছে ।
৫৬ ) উবুত অইলে পিঠ , আর চিত্ অইলে পেটটা ছাড়া কিচ্ছু নাই ।
কাল কি জানি কি হলো , রাতে ঘুমুবার আগে খু - উ - ব মন কেমন করে উঠলো ! বালিশের তলায় , বিছানার নীচে - আমি তন্ন তন্ন করে খুঁজি , কিন্তু কোথাও পেলাম না আমার কেন মন খারাপ ! বাইরের মাঠে , ঘাসের ডগার আড়ালেও খুঁজলাম অনেকক্ষণ । কি মুশকিল ! সেখানেও নেই নেই নেই । মুখ তুলে তাকাতেই দেখি ঘাসফড়িং , তাঁকে দেখে যেই না লুকাবো , ও মা , সে দেখি আমার দিকে চেয়ে ফিক ফিক হাসে ! আমি তার ডানা ধার নিয়ে উড়ে উড়ে উড়ে সো - জা - মেঘের ওপরে ! ওখান থেকে উঁকি দিয়ে দেখি , না তো , সেই নদীটার গায়েও লেখা নেই কেন আমার মন খারাপ । এমনকি ওই বদমাশ পাহাড়টাও জানে না ! আমি ধ্যুত্তোরি বলে রাগ দেখালাম । তারপরে রংধনু বেয়ে নেমে এলাম ঘরের ভেতর । বিছানার কাছটায় এসে মনে পড়লো - আরে , চাঁদকে তো জিজ্ঞেস করি নি ! জানালা খুলে যেই না ডাকতে যাবো , ওমনি ব্যাটা আমার ঘরে এসে হাজির । আর কি নির্লজ্জ ! বসলো গিয়ে ঠিক তোর মাথার কাছটাতে । আমি চোখ রাঙিয়ে ঠোঁটে আঙুল দিয়ে বলি , চুপ ! শব্দ কোরো না ! ঘুমাচ্ছে তো ! তারপর জোছনার আলো সরিয়ে চাদরটা তোর গায়ে টেনে দিতে দিতে হঠাৎই মনে পড়লো , তাই তো ! কাল যে তুই আমাকে গুড নাইট না বলেই ঘুমিয়ে গেলি ! আমার মন খারাপ হবে না বল ? এই ভাবে বার বার না বলো তবুও এসে দাঁড়াবো নিরবে , চুপিসারে চাপা অভিমানে । " আমিও হারিয়ে যাবো বাংলার কোন নদীর জল ছুঁয়ে সেখানে নুয়ে পড়া কাশফুলেরা বিদ্ধ করে না কোমল বুক " পায়ে একটু হাত দিতে দেবে ? উঁহু - প্রণাম করবো না , ময়নামতি - নুপূর পরাবো জমানো খুচরোয় রথের মেলায় কেনা । কোলে একটু শুতে দেবে ? ঘুমোবো না তো ! সুষম প্রত্যাশা - পাঁজর তোমার মেদবর্জিত শব্দ বিপণনের করো আব্দার , আমি লজ্জিত । আরও একবার করছি পূর্ণবৃত্তীয় প্রতারণা স্নেহের সংকেত - আশ্লেষে জারিত ভুলভাল ভাবনা , মল্লারের সাথে মেঘের সম্পর্কায়ন !
এ প্রসঙ্গে আমি পাঠকের অবগতির জন্য সাউদী আরবের প্রধান মুফতি শায়খ আব্দুল আযীয আব্দুল্লাহ বিন বায রহ . - এর ফতোয়া উল্লেখ করা প্রয়োজন মনে করছি । তিনি তার ফতোয়াতে বলেন :
মানচিত্রঃ বৃহত্তর নোয়াখালী জেলানোয়াখালীর ইতিহাসের অন্যতম ঘটনা ১৮৩০ সালে নোয়াখালীর জনগণের জিহাদ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ও ১৯২০ সালের খিলাফত আন্দোলন । জাতিগত সংঘাত ও রায়টের পর ১৯৪৬ সালে মহাত্মা গান্ধী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ভ্রমণ করেন । বর্তমান বেগমগঞ্জ উপজেলার জয়াগ নামক স্থানে গান্ধীজির নামে একটি আশ্রম রয়েছে , যা " গান্ধী আশ্রম " নামে পরিচিত ।
আর এম ওসমান গনি ( হৃদয় ) এর কোন সাবস্ক্রাইবার নেই ।
নওগাঁ , বাংলাদেশনিউজ২৪x৭ . কম নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার ভোরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন হয়েছেন । নিহতের নাম নাজমুল হক ( ৪০ ) । নাজমুল মহাদেবপুর সদর ইউনিয়নের সগুনা গোপালপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে । মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান দুলাল জানান , চাচা নাজমুলের সঙ্গে ভাতিজা জাইদুল ইসলামের ( ২২ ) দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল । সকাল ৮টার দিকে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জাইদুল তার চাচা নাজমুলের পেটে ছুরিকাঘাত করে । এতে নাজমুল ঘটনাস্থলেই মারা যান । মহাদেবপুর থানার উপপরিদর্শক ( এসআই ) আসলাম হোসেন জানান , খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন । লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে । তিনি আরো জানান , এ ঘটনায় জাইদুল , তার ভাই জিয়াদুল ইসলাম ( ২৮ ) , জাভেদ আলী ( ২৫ ) , বোন নছিরন ( ২০ ) ও বোন জামাই মতিউর রহমানকে ( ৩৫ ) গ্রেফতার করেছে পুলিশ । পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহিমকে চুক্তিতে নিয়োগ নিউজডেস্ক , বাংলাদেশনিউজ২৪x৭ . কম পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহিমকে ১১ ডিসেম্বর ২০১০ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছর মেয়াদে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে । গতকাল সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয় । পৃথক প্রজ্ঞাপনে ওএসডি উপসচিব মোঃ শহিদুল ইসলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক , ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক , ওএসডি উপসচিব মোঃ আলতাফ হোসেন রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য এবং ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাহি ম্যাজিস্ট্রেট শেখ জসিম উদ্দিন আহম্মেদকে বিআরটিএ - এর উপ - পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে । এছাড়া আশ্রায়ন - ২ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আবদুল আউয়াল চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ১২ জানুয়ারি ২০১১ তারিখ থেকে পরবর্তী ২ বছর বৃদ্ধি করা হয়েছে । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / প্রতিনিধি / এসএ .
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে , শনিবার রাত আটটার দিকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে হরতাল বিরোধী এক সভার আয়োজন করে । রাত নয়টার দিকে উপজেলা আওয়ামী লীগের সহ - সভাপতি নুরুল ইসলাম মৃধার নেতৃত্বে একটি মিছিল আমতলী শহর প্রদক্ষিণ করে । এসময় নেতাকর্মীরা আমতলী সদর রোডের পশ্চিম মাথায় অবস্থিত উপজেলা বিএনপি ' র কার্যালয়ে ভাঙচুর চালায় । পরে মিছিলটি এ . কে স্কুল এলাকায় পৌঁছে সেখানে অবস্থিত আমতলী কওমী মাদ্রাসাতেও ভাঙচুর চালায় ।
Links - Paste from Clipboard দিন । Start বাটন ক্লিক করুন । ডাউনলোড শুরু হয়ে যাবে । C : \ download এ ফাইলটি সেভ হবে । আশা করি এখন আর আপনাদের Rapidshare থেকে ডাউনলোড করতে সমস্যা হবেনা ।
কথা : এস , এম , আবু বকর সুর : রবিউল হুসেইন রুখে দাও , রুখে দাও , রুখে দাও , রুখে দাও ঘাতক দালালের ঐ কালো হাত ভেঙ্গে দাও , রুখে দাও । । ঘাতক পাতক সব নরপিশাচী রক্ত লিপ্সায় ওরা উঠেছে মাতি ওদেও রুখতে সব সাথীকে ডেকে নাও , রুখে দাও । । হাতে সবুজের মাঝে লাল সূর্য ওরে তরুণ বাজা রণতূর্য আবার ফিরে যাও , মুক্তিযুদ্ধে ফিরে যাও , রুখে দাও । ।
বাগেরহাট , মিজানুর রহমান , বাংলাদেশনিউজ২৪x৭ . কম দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধ্বগতি , আইন - শৃংখলা পরিস্থিতির অবনতি ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ী উচ্ছেদের ষড়যন্ত্র ও তার ২ পুত্রের বিরুদ্ধে একের পর এক মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাগেরহাট জেলা বিএনপির অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল , প্রতিবাদ সভা ও জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করেছে । মঙ্গলবার বেলা ১১ টার দিকে শহরের পুরাতন বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভা করে । জেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন , জেলা বিএনপি নেতা এ্যাড . শেখ ওয়াহিদুজ্জামান দিপু , আলী রেজা বাবু , জামায়াত ইসলামী সেক্রেটারী রেজাউল করিম , বিএনপি নেতা শেখ সাহেদ আলী রবি , মোজাফ্ফার রহমান আলম , এ্যাড . শহিদুল ইসলাম , শ্রমিক দল নেতা সেলিম ভুইয়া , এ্যাড . হাও : আ : মান্নান , যুবদলের মেহেবুবুল হক কিশোর , ছাত্রদলের বাবলা হালদার বিপ্লব , ছাত্র শিবিরের মো : রাহাত হোসেন প্রমূখ । পরে বিএনপি নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করে । একই সময় জামায়াতে ইসলামীর পক্ষে জেলা জামায়াতের সেক্রেটারী মাও : রেজাউল করিম স্বাক্ষরিত পৃথক একটি স্মারকলিপি জেলা প্রশাসক বরাবরে প্রদান করা হয় । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / প্রতিনিধি / এমএসএ / এসএ .
ছাতক প্রতিনিধিঃ ছাতকের ইসলামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সুফি আলম সোহেল ইউনিয়নের জনসাধারন তাকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করায় ইউনিয়নবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন , ইসলামপুর ইউনিয়নে শিক্ষা , স্বাস্থ্য , যোগাযোগ , বিদ্যুৎ সমস্যা সহ নানাবিধ সমস্যা
আরো এক গল্প শুনিয়াছি । রাজার মেয়ে মরিয়া গেল , মুনি - ঠাকুর আসিয়া রজার নিকট বলিলেন , ' রাজা , তোমার মেয়েকে আমি বাঁচাইয়া দিতেছি । আমাকে একটা বড় কড়া দাও , একটা টেবিল দাও , একটা ছুড়ি দাও , আর জল ও আগুন দাও । ' রাজা সকলই দিলেন । মুনি - ঠাকুর সেই মড়াটাকে কড়াতে সিদ্ধ করিয়া তার মাংসগুলি ফেলিয়া দিলেন । পড়ে হাড়গুলি পরিষ্কার করিয়া টেবিলে রাখিয়া তাহাতে মন্ত্রপূর্বক জল ছড়াইয়া দিলেন , আর অমনি যে মেয়ে ছিল সেই মেয়ে হইয়া উঠিল ।
অপরদিকে বৃহস্পতিবার দুপুরে কেওড়াবুনিয়া নামক স্থানে হরতাল সমর্থনকারীরা যাত্রীবাহী টেম্পুতে হামলা চালালে ৮ জন আহত হয় । আহতদের মধ্যে আমতলী উপজেলার ডালাচারা গ্রামের শাহজাহান খা ( ৬০ ) , চন্দ্রা পাতাকাটা গ্রামের মিজানুর রহমান ( ৩০ ) ও কড়ইতলা গ্রামের টেম্পু চালক শাহিনকে ( ৩৫ ) বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে ।
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল হোসেন গতকাল আমার দেশকে জানান , পাইকারি চালের আড়তে গত কয়েক দিন ধরেই দর ঊর্ধ্বমুখী । আড়তে সাত দিনের মাথায় প্রতি বস্তা মোটা চালের দর বেড়েছে ৬০ থেকে ৭০ টাকা । তিনি দাবি করেন , মিলাররা চালের মজুদ গড়ে তুলছে । ফলে আড়তে মোটা চালের আমদানি কম । এ কারণে দাম বাড়ছে ।
রোববার ( ১০ জুলাই ) রাত আড়াইটার দিকে হঠাৎ করে ঘরের জানালা দিয়ে সন্ত্রাসীরা বোমা হামলা করে । এতে সাংবাদিক মিঠুর বুকে ও ডান হাতে বোমার প্রচণ্ড আঘাত লাগে । এছাড়া পাশে থাকা তার স্ত্রীর মাথাও বোমার আঘাতে আহত হয় ।
আপন বোনকে নিজ পেটে ধারণ করা প্রসব করা মাতৃত্বে লালন করার পাপ যে কত বড় একজন মানুষের সেই হিসেব কার কাছে বেশি ? জগত বিধাতার নাকি মানুষের ? নিজ স্ত্রীর গর্ভের বাচ্চার সাথে আদিম
আজকে তিশা স্কুল থেকে একটু তাড়াতাড়ি বাসায় চলে এসেছে । ড্রাইভার আংকেল ওকে বাসার গেটের সামনে নামিয়ে দেওয়ার পর রহিমা বুয়া এসে দরজা খুলল । তিশা কারো সাথে কথা না বলে ওর রুমে চলে গেল ।
আমার মন বলেছেন : বৃহস্পতি , শনিরবি শুক্র - - - সব তুঙ্গে এখন
ইন্টারনেটের অ্যালিয়েন বলেছেন : আপনার মুখে ফুল চন্দন পড়ুক
রোববার সকালে হরতালের সমর্থনে কলাপাড়া শহরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটি মিছিল বের করে । এতে পুলিশ বাধা দিলে হরতাল সমর্থকদের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়া হলে ঘটনা ঘটে ।
সংযুক্তিঃ অক্টোবর ১৪ , ২০১০ | ট্যাগ : হুমায়ুন আজাদ | কবি : আবুল হাসান , তারাপদ রায় , মৈমনসিংহ গীতিকা , শহীদ কাদরী , হুমায়ুন আজাদ , হেলাল হাফিজ | মন্তব্য করুন | ১৭৭ বার প্রদর্শিত | কবিঃ আবুল হাসান ' এর কবিতা সমুহ । কবি পরিচিতিঃহুমায়ুন আজাদ রাড়িখালের স্যার জগদীশ চন্দ্র বসু ইন্সটিটিউশন থেকে ১৯৬২ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৬৪ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন । মেধাবী ছাত্র আজাদ ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি এবং ১৯৬৮ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ; উভয় ক্ষেত্রেই তিনি প্রথম শ্রেণীতে প্রথম হন । ১৯৭৬ সালে তিনি এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন । তাঁর গবেষণার বিষয় ছিল বাংলা ভাষায় সর্বনামীয়করণ । তাঁর স্ত্রী লতিফা কোহিনুর । তাঁর দুই কন্যা মৌলি আজাদ , স্মিতা আজাদ এবং একমাত্র পুত্র অনন্য আজাদ । ২০০৪ সালে হুমায়ুন আজাদের উপর সন্ত্রাসী হামলা হয় , যার দায়িত্ব পরবর্তীতে জমিয়াতুল মুজাহেদীনের জঙ্গী সন্ত্রাসবাদীরা স্বীকার করে । হুমায়ুন আজাদ ১১ আগষ্ট ২০০৪ সালে জার্মানির মিউনিখ শহরে মৃত্যুবরণ করেন । ।
আপনাকে ধন্যবাদ । বাংলার ব্যবহার ইন্টারনেটে এতো সুন্দরভাবে করা যায় , আগে জানতামনা । সত্যিই আপনার মেধার প্রশংসা না করে পারছিনা । আশা করি আগামীতে আরও সুন্দর সুন্দর বাংলা সফটওয়্যার পাবো ।
শত বছরেও তাঁর গান আজো সমানভাবে প্রাসঙ্গিক । লালন সাঁইয়ের সম - সাময়িক নিরক্ষর কবি পাগলা কানাই ১৭৭২ সালে জন্ম নেন এবং ১৮৯০ সালে মৃত্যু বরণ করেন । এ পর্যন্ত কবির রচিত ৫১৭টি গান সংগ্রহ করা গেছে । তবে বড় ধরনের পরিচিতি আজও পায়নি পাগলা কানাইয়ের গান ।
চারদলীয় জোটে দু ' জন জোকার ছিলেন । একজন মহাসচিব , আরেকজন চেয়ারপার্সনের উপদেষ্টা । এদের ভরাডুবিতেও মানুষ নির্মল আনন্দ লাভ করেছে ।
এখানে সংক্ষিপ্ত কয়েকটি কথা আরজ করলাম । বিস্তারিত জানার জন্য এই বিষয়ের কিতাবাদি মুতআলাআ করা যেতে পারে ।
৪ । ইমেজ টা তুলার আগে দেখি এক বুড়ো ভদ্রলোক তার DSLR দিয়া এটা তুলতেছে । আমিও তাই নিয়ে নিলাম একটা শুট
আমার মন বলেছেন : অনেক সুন্দর একটা কথা বলেছেন । ধন্যবাদ
পাবনা , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : পাবনার আতাইকুলায় মিল্ক ভিটার কর্মচারীকে হাত ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে । তার নাম সিরাজুল ইসলাম টিপু ( ৪৫ ) । আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে পুলিশ পাবনা - নগরবাড়ী মহাসড়কের আতাইকুলা থানার গঙ্গারামপুর থেকে তার লাশ উদ্ধার করে । আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম জানান , বেড়া উপজেলার বিশালিকা গ্রামের তফিল উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম টিপুকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে হাত - পায়ের রগ কেটে কুপিয়ে হত্যা করে ওইখানে ফেলে রেখে গেছে । সিরাজুল ইসলাম টিপু বাঘাবাড়ী মিল্ক ভিটায় চাকরি করতো বলে ওসি জানান । তবে তিনি হত্যার সঠিক কারণ জানাতে পারেননি । পারিবারিক সূত্রে জানা গেছে , সোমবার রাতে সিরাজুল ইসলাম টিপুকে কে বা কারা বাড়ি থেকে মোবাইলে ফোন করে ডেকে নিয়ে যায় । এরপর সে আর বাড়ি ফিরে আসেনি । আজ সকালে পাবনা - নগরবাড়ী মহাসড়কের আতাইকুলা থানার গঙ্গারামপুরে তার লাশ পাওয়া যায় । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এসএস / এএইচ / ১১ . ৪৫ঘ . )
এ কারণে লালমনিরহাট থেকে ঢাকা চলাচলকারি দুরপাল্লার বাস চলাচল শুক্রবার সকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে ।
সম্পাদকঃ মুহাম্মদ কামারুজ্জামান । ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো . তাসনীম আলম ।
আমি এত রকম গোলাপ একসাথে এই প্রথম দেখলাম ।
সর্ষের ভেতরেই যদি ভূত রয়ে যায় - তাহলে ভূত তাড়ানো যায় কীভাবে ?
করিম সাহেব তার বৌ বাচ্চা নিয়া চইলা আইসে । আগে বাসায় বাচ্চা সবগুলান একসাথে হইলেও দৌড়া দৌড়ি - ছুটাছুটি আরম্ভ করতো । আইজকা সব চুপ ! টিবির সামনে । খালা আমারে ডাক দিয়া কইলো , " রতনের মা , আমাদের সাথে বসে টিভি দেখো , আজকে তো কোন কাজ নাই আর ! " আমার টিবি দেকতে ভালো লাগেনা । কিন্তু আজকা দেখি টিবিতে অনেক রংচং দেখাইতেসে , এইটা নাকি আমগো ঢাকা ! দেইখা মনে হয় জানি বিদেশ !
স্পেকর্টাম ইন্টারনেশনাল ৮ / ৩৩এ , ইষ্টান প্লাজা ( ৮ম তলা ) সোনারগাঁ রোড , হাতিরপুল , ঢাকা - ১২০৫ , বাংলাদেশ ৮৬১৯১০৬ , ৮৬১০৫৬৯
আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী , সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজ কল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ , সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে ট্রাইব্যুনালে হাজিরের কথা রয়েছে বলে রেজিস্ট্রার মো . শাহিনুর ইসলাম জানিয়েছেন ।
উদ্ধারকৃতরা হলো সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী মুসলিমা বেগম ( ২৬ ) , তার মেয়ে ফারজানা ( ৫ ) , মাহফুজা ( ৩ ) ও নীলফামারীর ভোমরা উপজেলার ডুমরা গ্রামের শামসুর রহমানের মেয়ে বিউটি ( ১২ ) । বিদেশ পাচারের জন্য এদের আনা হয়েছিল ।
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সৎ ভাই অপর ভাইয়ের হাত কেটে উল্লাস করেছে । গরুত্বর আহত ভাই মানিক খানকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে । প্রচন্ড রক্তক্ষরনের কারনে সে এখন মৃত্যুর সাথে পাঞ্চা লড়চ্ছে । মির্জাগঞ্জের ঝাটিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে । আহতের পারিবারিক সূত্রে জানাগেছে , ওই গ্রামের মৃত্যু আব্দুর রহিম খানের প্রথম স্ত্রীর ছেলে আব্দুর সোবাহান খান পিতার ১৬০ শতাংশ জমি জোর পূর্বক অন্যান্য ভাইদের ঠকিয়ে ভোগ দখল করে আসচ্ছেন । মৃত্যু আব্দুর রহিম খানের ছোট স্ত্রীর ছেলে শাহজাহান খান ও মোঃ মানিক খান ঢাকা থেকে গ্রামে এসে পিতার জমিতে ঘর উত্তলনের প্রস্তুতি হতে নেয় । এতে সৎ ভাই আব্দুর সোবাহান খান ও তার পরিবার ক্ষিপ্ত হয় । জমি জমা নিয়ে আব্দুর রহিম খানের ছেলেদের মধ্যে ঝগড়া হয় । এক পর্যায় সৎ ভাই আব্দুর সোবাহান খান ও তার ছেলে ছবুর খানসহ জ্জ জন হামলা চালায় । এ সময় মোঃ মানিক খান ' র বাম হাত কেটে উল্লাস করে হামলাকারীরা । মানিককে বাচাতে এসে হামলার শিকার হন অপর ভাই শাহজাহান খান ও তার শিশু কন্যা মেধা আক্তার । এদিকে গুরুত্ব আহত অবস্থায় মানিক খানকে প্রধমে সুবিদখালী পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয় । প্রচন্ড রক্তক্ষরনের কারনে সে এখন এই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্চা লড়চ্ছে । তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা পেরনের প্রস্তুতি চলচ্ছে । অপরদিকে এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় অভিযোগ দেয়া হয়েছে ।
লেখক বলেছেন : তোমার জন্যও দোয়া রইল । ভাল থাক সবসময় । অবসরে চলে এসো
ফলাফলঃ আমরা ফলাফল হিসেবে যা পেলাম তা হলো অবশেষে -
চীনের দক্ষিণ - পশ্চিমাঞ্চলে মাঝারি ধরনের ভূমিকম্পে অন্তত ৯৫ জন নিহত ও ৫৩৩ জন আহত হয়েছে । আজ বৃহস্পতিবার বেইজিং সময় ১২ . ৫৮টায় মিয়ানমার সীমান্তে চীনের ইউনান প্রদেশের জিনজিয়াং অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে । রিখটার স্কেলে যার মাত্রা ৫ . ৮ । আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে । কাউন্টি সরকারের কর্মকর্তারা হতাহতের সংখ্যা যাচাই করছেন । ভূমিকম্পে মিয়ানমার সীমান্তের নিকটবর্তী জিনজিয়াং কাউন্টির অনেক ভবন ধসে পড়েছে । বিদ্যুৎ [ . . . ]
লেখক বলেছেন : ঠিক কৈছেন । রিয়েল প্লেয়ারের কথা কৈতে ভুলে গেছিলাম । রিয়েল প্লেয়ারের ফুনও মার্তে চাই ।
শেরপুর , ১২ জুলাই : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়ার পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অপরাধে হায়দার আলী ( ৫০ ) নামে একজনের বিনাশ্রম ছয় মাসের কারাদণ্ড দিয়েছে বিশেষ ভ্রাম্যমাণ আদালত । পুলিশ ও নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে . . . . বিস্তারিত »
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সীমান্তবর্তী সাপাহার উপজেলার জবই বিল এলাকায় অভিযান চালিয়ে ১৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব - ৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ।
গোলাপগঞ্জ প্রতিনিধি : নারী উন্নয়নের নামে কোরআন সুন্নাহ বিরোধী আইন বাতিলের দাবিতে গোলাপগঞ্জ কোরআনী আইন সংরন কমিটির উদ্যোগে গতকাল শনিবার বিকেল ৩টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে বিােভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । কোরআনী আইন সংরন কমিটির সভাপতি শায়খুল হাদীস আল্লামা হুসাইন আহমদ বারকোটীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন শতকরা ৯০ ভাগ মুসলমানদের দেশে কোরআন সুন্নাহ বিরোধী আইন প্রণয়ন করতে দেয়া হবে না ।
এই তনু এই সব মাংসের হিংস্রতা শাহাদাৎ আঙুলও কি বাদ যায় তাতে ?
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব - ৯ ভৈরব ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে এ সব মাদকদ্রব্য উদ্ধার করেন ।
এতো পাবলিক ভার্সিটির কথা বললেন , বললে বিশ্বাস করবেন প্রাইভেট ভার্সিটি টেও কওয়েকটা তে রেগ দেয়া হয় ? ভয়াবহ রেগ । কিভাবে যে প্রথম ২ সপ্তাহ কাটাইসি ভাবলে এখনো গা শিওরে ওঠে । যার প্রতিশোধ এখন জুনিয়রদের উপর নেই
প্রজন্ম ফোরাম » বিবিধ » আমাদের দেশের চিকিৎসার সমালোচনা ।
লেখকের মন্তব্যের সাথে সহমত তবে সেই সঙ্গে মৌলবাদ প্রতিহত করারও অঙ্গীকার | অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা |
যেকোন রঙের একটি গোলাপ - কৃতজ্ঞতা , সরলতা প্রকাশ করার ক্ষেত্রে ।
সাংস্কৃতিক সংগঠনঃ সাংস্কৃতিক কর্মকর্তা ক্লাব ১টি , পাবলিক লাইব্রেরী ১টি , খেলার মাঠ ৩০টি ।
সর্বশেষ এডিট : ০৮ ই মে , ২০০৯ সকাল ৯ : ০৯
আসামীদের মধ্যে সাইদ ও সোবহান পলাতক রয়েছে । এই মামলার প্রধান আসামী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় ।
প্রজন্ম ফোরাম » রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট » বিএসএফের নিষ্ঠুরতা এবং আরেকজন ফেলানী
ডিএসএলআর ছবি তোলার জন্য ভিডিওর জন্য নয় . . . আপনি এই ( লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে ) টা চেক করুন
লেখক বলেছেন : এই তো চলতাছে । তোমার খবর কি ! বিয়া করেছো শুনলাম ! ! ! ! ! ! ! কন্গ্রেটস
" জয় বাংলা খেতা বালিশ সামলা " এই সরকার পতনের শ্লোগান হবে ।
! ! ! বিষম অব্যাক হইছি এ্যাডমিন ভাইয়ের কান্ড দেইখা
তবে সব কিছুকে ছাপিয়ে নয়টি সেরা পুরস্কার নিয়ে এবছরের সেরা ছবি সালমান খান অভিনীত ' দাবাং ' ।
By প্রিয় রঞ্জন পঞ্চগড় দেখা হয়েছে : ০ বার অপরাধ
জাহাজী পোলা বলেছেন : ব্যাপার না , আস্তে আস্তে ঠিক হয়া যাবে ।
সঞ্জয়সাহা , নবীনগর থেকে জানান , ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার নবীনগর - মাছিনগর সড়কে শনিবার রাত ১০টায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মটরসাইকেল নদীতে পড়ে যায় । এতে ঘটনাস্থলেই নবীনগর উপজেলা যুবদলের সভাপতি মফিজুল ইসলাম মুকুলের বড়ভাই ব্যবসায়ী মো . হাফিজুর রহমান রানু মারা যান ।
লেখক বলেছেন : আমি ২০০৪ - ২ । আমি ইংলিশ ডিপার্টমেন্টে ছিলাম । আপনার সাথে একটা gen কোর্সে ছিলাম । আপনাকে চিনছি প্রোফাইল ফটুক দেখে । সাজ্জাদের সাথে পরিচয় ফারাহ এর মাধ্যমে ( সি . এস . সি ডিপার্টমেন্ট ০৪ ব্যাচ ) । আর ড্যানীর সাথে সাজ্জাদের মাধ্যমে পরিচয় হয় । তবে আপনার আমাকে চেনার কথা না . . . . . . আমার আড্ডাটা ছিলো বটগাছের নীচে আর তার অপজিটে অফিসের সিড়িতে । আমার সব বান্দরামী ঐখানেই চলতো । আর আপনার সার্কেলের বান্দরামী চলতো ফাউন্ডেশনের নীচে স্বপ্নকথকও আমাকে চিনে নাই
সত্যি বড় খাপ ছাড়া ! চাকরি এসে দিচ্ছে ধরা আত্নীয় বা বাপ ছাড়া দর্জি বানায় সকল পোষাক পূর্ব কোন মাপ ছাড়া ! সত্যি বড় খাপ ছাড়া ! চা বেচে আজ রকিব মিয়া চায়ের কোন কাপ ছাড়া ঘূর্ণিঝড়ও হচ্ছে হঠাৎ নিম্ন কোন চাপ ছাড়া ! … Continue reading →
সূরা তূর ( মক্কায় অবতীর্ণ ) , আয়াত সংখাঃ ৪৯
আশা কাতর হইয়া কহিল , " আবার বারণ করিতেছ কেন । এবার একবার না গেলে তোমার সেই ভর্ৎসনাটা আমার গায়ে লাগিয়া থাকিবে । আমাকে দু - চার দিনের জন্যও পাঠাইয়া দাও । "
হেহেহে ঠিকই আছে , চুল ছোট কইরা ফেলেন নাইলে ভিলেন ( ডিপজল ) হইবো কে ! : - P
বাংলাদেশনিউজ২৪x৭ . কম ডেস্ক ভারতবর্ষের ইতিহাসে নাটোর একটি বিশিষ্ট স্থানের নাম । এই নাম তার শাসকশ্রেণী এবং তার অধিবাসীদের জীবনসংগ্রাম আর সংস্কৃতির কারণেই ইতিহাস বিখ্যাত । পাঠান - মোঘল - ইংরেজ এমনকি পাকিস্তানি দুঃশাসনের ইতিহাসে যুগে যুগে শোষণ বঞ্চণা আর নির্যাতনের বিরুদ্ধে আত্ম অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে উল্লেখযোগ্য হয়ে আছে । ১৯৫২ এর ভাষা আন্দোলন , ৬২ এর সাম্প্রদায়িক শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন , ৬৬ এর ছয় দফার সমর্থনে আন্দোলন , ৬৯ এর গণঅভ্যূত্থান এবং ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে নাটোরবাসির অবদান দেশের অপরাপর জেলাগুলোর চেয়ে কম নয় । সে কারণে নাটোর ঐতিহাসিকভাবে শুধু ভারতবর্ষের ইতিহাসেই নয় , সভ্য দুনিয়ার সকল দেশে তার স্বতন্ত্র্য পরিচিতি আছে । নাটোর মোগল শাসনামলের শেষ সময় থেকে বাংলার ক্ষমতার অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত হয় । বিশেষ করে নবাবী আমলে তার ব্যাপক ব্যাপ্তি ঘটে । বাংলার সুবেদার মুর্শিদ কুলী খানের ( ১৭০১ - ১৭২৭ শাসনকাল ) প্রত্যক্ষ তত্ত্বাবধানে বরেন্দ্রী বাহ্মণ রঘুনন্দন তার ছোটভাই রামজীবনের নামে এতদ্অঞ্চলে জমিদারী প্রতিষ্ঠা করেন । রাজা রামজীবন রায় নাটোররাজ বংশের প্রতিষ্ঠাতা । কথিত আছে লস্কর খাঁ তার সৈন্য - সামন্তদের জন্য যে স্থান হতে রসদ সংগ্রহ করতেন , কালক্রমে তার নাম হয় লস্করপুর পরগনা । এই পরগনার একটি নীচুচলাভূমির নাম ছিল ছাইভাংগা বিল । ১৭১০ সনে রাজা রাম জীবন রায় এই স্থানে মাটি ভরাট করে তার রাজধানী স্থাপন করেন । কালক্রমে মন্দির , প্রাসাদ , দীঘি , উদ্যান ও মনোরমঅট্টালিকা দ্বারা সুসজ্জিত নগরীতে পরিণত হয় । ধীরে ধীরে ছাইভাংগা বিলের উপরে প্রতিষ্ঠিত হয় নাটোর শহর । সুবেদার মুর্শিদ কুলী খানের সুপারিশে মোঘল সম্রাট আলমগীরের নিকট হতে রামজীবন ২২ খানা খেলাত এবং রাজা বাহদুর উপাধী লাভ করেন । নাটোর রাজ্য উন্নতির চরম শিখরে পৌছে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের স্ত্রী রাণী ভবানীর রাজত্বকালে । ১৭৮২ সালে ক্যাপ্টেন রেনেল এর ম্যাপ অনুযায়ী রাণী ভবানীর জমিদারীর পরিমাণ ছিল ১২৯৯৯ বর্গমাইল । শাসনব্যবস্থার সুবিধার জন্য সুবেদার মুর্শিদ কুলী খান বাংলাকে ১৩ টি চাকলায় বিভক্ত করেন । এর মধ্যে রাণী ভবানীর জমিদারী ছিল ৮ চাকলা বিস্তৃত । এই বিশাল জমিদারীর বাৎসরিক আয় ছিল দেড় কোটি টাকার অধিক । বর্তমান বাংলাদেশের রাজশাহী , পাবনা , বগুড়া , রংপুর , দিনাজপুর , কুষ্টিয়া , যশোর এবং পশ্চিমবঙ্গের মালদা , মুর্শিদাবাদ ও বীরভূম জেলাব্যাপী বিস্তৃত ছিল তার রাজত্ব । এছাড়া ময়মনসিংহ জেলার পুখুরিয়া পরগণা এবং ঢাকা জেলার রাণীবাড়ী অঞ্চলটিও তার জমিদারীর অন্তর্গত ছিল । এ বিশাল জমিদারীর অধিশ্বরী হওয়ার জন্যই বোধহয় তাকে মহারাণী উপাধী দেয়া হয় এবং তাকে অর্ধ - বঙ্গেশ্বরী হিসাবে অভিহিত করা হতো । একে কেন্দ্র করেই গড়ে উঠেছিল এ অঞ্চলের সর্ববৃহত সামন্তরাজ এবং এক মহিয়ষী নারীর রাজ্য শাসন ও জনকল্যাণ ব্যবস্থা । নাটোরের রাজারা এই বিশাল জমিদারী পরিচালনা করতো নিজস্ব প্রশাসনিক ব্যবস্থাপনায় । নবাবী আমলে তাদের নিজস্ব দেওয়ানী ও ফৌজদারী বিচারের ক্ষমতা ছিল । শান্তি শৃংখলা রক্ষার জন্য তাদের নিজস্ব পুলিশবাহিনী এবং জেলখানা ছিল । ১৮৭৩ সালে ইংরেজ সরকারের এক ঘোষণাবলে রাণী ভবানীর দত্তকপুত্র রামকৃষ্ণ এর হাত থেকে কোম্পানী পুলিশ ও জেলখানা নিজ হাতে তুলে নেয় । কোম্পানী নিজহাতে জেলখানার দায়িত্ব নিয়ে প্রতি জেলায় জেলখানা স্থাপন করে । ইংরেজদের কর্তৃক পরিচালিত প্রথম জেলখানা নাটোরে প্রতিষ্ঠিত হয় । রাণী ভবানীর শাসনামল পর্যন্ত নাটোর শহরের দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত হতো স্রোতস্বিনী নারদ নদ । পরবর্তীকালে নদের গতিমুখ বন্ধ হয়ে গেলে সমগ্র শহর এক অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে নিপতিত হয় । ড্রেনেজ ব্যবস্থা , বদ্ধজল এবং পয়ঃনিষ্কাশনের একমাত্র সংযোগস্থল ছিল নারদ নদ । সেই নদ অচল হয়ে পড়ায় শহরের পরিবেশ ক্রমাগত দূষিত হয়ে পড়ে । ইংরেজ শাসকরা সেজন্য জেলাসদর নাটোর হতে অন্যত্র স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করে । মি . প্রিংগল ১৮২২ সালে ২৩ শে এপ্রিল জেলাসদর হিসাবে পদ্মানদীর তীরবর্তী রামপুর - বোয়ালিয়ার নাম উল্লেখ করে প্রস্তাবনা পেশ করেন । ১৮২৫ সালে নাটোর থেকে জেলা সদর রামপুর - বোয়ালিয়াতে স্থানান্তরিত হয় । জেলা সদর স্থানান্তরের পর ইংরেজ সরকার মহকুমা প্রশাসনের পরিকাঠামো তৈরি করে । সেই পরিকল্পনা অনুযায়ী মহকুমা হিসাবে নাটোরের পদাবনতি ঘটে । তারপর দীর্ঘ ১৬৫ বছর অর্থাৎ ইংরেজ , পাকিস্তান এবং বাংলাদেশের চৌদ্দ বছরের প্রশাসনিক ইতিহাসে নাটোর মহকুমাসদর হিসাবে পরিচিত ছিল । ১৯৮৪ সালে নাটোর পুনরায় জেলাসদরের মর্যাদা লাভ করে । রাজা রামজীবন রায় ১৭৩০ সালে মৃত্যুবণর করেন । মৃত্যুর পূর্বে তিনি রাজা রামকান্ত রায়কে রাজা এবং দেওয়ান দয়ারাম রায়কে তার অভিভাবক নিযুক্ত করেন । রামকান্ত রাজা হলেওপ্রকৃতপক্ষে সম্পূর্ণ রাজকার্যাদি পরিচালনা করতেন দয়ারাম রায় । তাঁর দক্ষতার কারণে নাটোর রাজ বংশের উত্তোরত্তর সমবৃদ্ধি ঘটে । ১৭৪৮ সালে রামকান্ত পরলোকগমন করেন । স্বামীর মৃত্যুর পর রাণী ভবানীকে নবাব আলীবর্দী খাঁ বিসত্মৃত জমিদারী পরিচালনার দায়িত্ব অর্পন করেন । নাটোরের ইতিহাসে জনহিতৈষী রাণী ভবানী হিসেবে অভিহিত এবং আজোতার স্মৃতি অম্লান । বাংলার স্বাধীন নবাব সিরাজ - উদ্ - দৌলার সাথে রাণী ভবানীর আন্তরিক সুসম্পর্ক ছিল । কথিত আছে পলাশীর যুদ্ধে রাণী ভবানী নবাবের পক্ষ অবলম্বন করেন । পরবর্তীতে রাণী ভবানীর নায়েব দয়ারামের উপরে সন্তুষ্ট হয়ে তিনি দিঘাপতিয়া পরগনা তাকে উপহার দেন । দিঘাপতিয়ায় প্রতিষ্ঠিত বর্তমান উত্তরা গণভবনটি দয়ারামের পরবর্তীবংশধর রাজা প্রমদানাথের সময় গ্রীক স্থাপত্য কলার অনুসরনে রূপকথার রাজপ্রাসাদে উন্নীত হয় । কালক্রমে এই রাজপ্রাসাদটি প্রথমতঃ গভর্নর হাউস , পরবর্তীতে বাংলাদেশ অভ্যূদয়েরপরে উত্তরা গণভবনে পরিণত হয় ।
নড়াইল , ১৪ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : নড়াইল সদর উপজেলার কলোড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত । আজ মঙ্গলবার নির্বাহি ম্যাজিস্ট্রেট আবু হাসান খায়রুল্লাহ এ রায় প্রদান করেন । জানা গেছে , গতকাল সোমবার মধ্যরাতে নির্বাচনী প্রচারণার সময় শেষ হয়ে গেলেও কলোড়া ইউনিয়নের শিমুলিয়া এলাকায় একটি মাইক্রেবাসে আ ' লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আশিস কুমার বিশ্বাসের সমর্থকরা প্রচারণা চালাচ্ছিল । এ সময় মাইক্রোবাসসহ তাদেরকে আটক করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয় । দণ্ডপ্রাপ্তরা হলো রবিউল ইসলাম , রতন বাগচী , প্রনব কান্তি বিশ্বাস , অরুণ বিশ্বাস , আব্দুল ওহাব , ফরিদ বিশ্বাস । এদের মধ্যে রবিউল ইসলাম , রতন বাগচী , প্রনব কান্তি বিশ্বাসকে ১ মাস ও ৫ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো ১৫ দিন কারাদণ্ড এবং অরুণ বিশ্বাস , আব্দুল ওহাব ও ফরিদ বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাস কারাদণ্ড প্রদান করা হয় ।
তিনি বলেন , ইসলামী আন্দোলন ছাড়া অন্য ১১টি ইসলামী দলের ডাকা ৩০ ঘন্টা হরতালে তাদের নৈতিক সমর্থন রয়েছে ।
কাপাসিয়া ( গাজীপুর ) থেকে সংবাদদাতা কাপাসিয়া উপজেলার সন্মানিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণীর এক মেধাবী ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গত শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত এলাকার ইবনুল ( ২২ ) নামে এক বখাটেকে ১ বছরের জেল , ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের জেল দিয়েছে ।
লাল চাঁন বলেছেন : জাফরসাদক বলেছেন : এত আফসোসের কি আছে , হিসস ছবি টা দেখুন । আরো কত কি ? সাবধান হিসস দেখার সময় খেয়াল রাইখেন মডু ফডু আশে পাশে আছে কি না ? পরে কিন্তু সিন এডিট কইরা দিবো !
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন : কি আর করার । যার যেটা নিয়ম ।
1 . বাংলাদেশে জিনিসপত্রের তুলুনামূলক দাম কম : আ . রাজ্জাক 2 . মহিলা আইনজীবীর চেম্বার দখলের অভিযোগে শরীয়তপুর জেলা জিপিকে অব্যাহতি 3 . শরীয়তপুরে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 4 . শরীয়তপুরে ছাত্রলীগের হরতালবিরোধী বিক্ষোভ সমাবেশ 5 . ক্ষতিপূরণ পাওয়ার লোভে পদ্মাসেতুর অধিগ্রহণকৃত জমিতে অবৈধ বসতবাড়ি নির্মাণ
খুলনা প্রতিনিধি : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শনিবার সকালে খুলনা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।
ছহুল হোসেইন জানান , প্রথম দিন নওগাঁর পত্নীতলা ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভোটারদের তালিকা হালনাগাদ কাজ করা হবে ।
আমরা সাধারণ পাব্লিক এভাবেই উল্লসিত হই , আবার এভাবেই ব্যথিত হই . . . যখন দেখব এরাই আবার মুক্ত বাতাসে বিহঙ্গেরন্যায় উড়িয়া বেড়াইতেছে . . . আরে ভাই সরাসরি ক্রস ফায়ারের দাবী জানান . . এদেরকে নিয়ে এত নাটকের সময় নাই . . . পাব্লিক সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করার সময় এটা না . . . ধর আর মার . . . . তা না হলে লাভ নাই . . . . . এই আনন্দ হবে সাময়িক নাটকের চমক . . . . !
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৩ ইউনিয়নে বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে বেসরকারীভাবে ঘোষণা করা হয়েছে নির্বাচিতদের নাম । ইউনিয়ন পরিষদ নির্বাচন র্নিদলীয়ভিত্তিতে অনুষ্ঠিত হলেও নির্বাচন শুরু থেকে আওয়ামীলীগ , বিএনপি ও জামায়াত তাদের সর্মথিত প্রার্থীদের ঝাঁপিয়ে নির্বাচনী যুদ্ধে । সেই
কক্সবাজার , ২৬জুন : কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরে নদী পার হতে গিয়ে এক যুবকের মৃত্যু ও একজন গুরুতর আহত হয়েছেন । রোববার সকাল ১০টায় ইসলামপুর খালে এ ঘটনাটি ঘটে । নিহত যুবকের নাম জাহাঙ্গীর আলম ( ২৮ ) । তিনি ফুলছড়ি গ্রামের ইবনে আমিনের পুত্র । প্রত্যক্ষদর্শীরা জানান , রোববার সকালে . . . . বিস্তারিত »
পিছনে ভাড়া তোলা শুরু করতেই দুজনকে ঠেলে সামনে এগিয়ে গেলাম । ছেলেটি পিছন দিকে ভাড়া তুলে সামনে এসে ভাড়া চাওয়া মাত্রই থুথুটুকে গিলে ফেলে বললাম , - কি রে কয়বার তোরে ট্যাকা দিমু ? ট্যাকার গাছ লইয়্যা বাসে উঠছি নাকি ? কন্ডাকটর ছেলেটি একবার তাকিয়ে কোন কথা না বলে ঠোট বেঁকিয়ে বিড়বিড় করতে করতে বাসের দরজায় গিয়ে দাড়াল । গালি দিতেছে বোধহয় । আবে যাহ্ । দে গা । সামনে তো আর দিতে পারবি না , আড়ালেই দে । পল্টন যাইতেছি । ছাদেক ভাই ডাকছে । তেজগাঁও কলেজের যুবদল সভাপতি । ছড়ি ঘুরান পুরা ঢাকা শহরের উপর দিয়া । এখন অবশ্য অতটা ক্ষমতা নাই , অপজিশনে আছেন । ছাদেক ভাইরে প্রথম দেখি শহীদ মিনারের সামনে বক্তৃতা দিতে , ত্রিশ থেকে চল্লিশ জন পুলাপান ভক্তি ভরে তার দিকে তাকাইয়া আছে , একটা কথাও মাটিতে পড়তে দিতেছে না । এরা সবাই ছাদেক ভাইরে দেবতা মানে । তারা ভাইয়ের হইয়া কাজ করে । বয়স ১৮ কি ১৯ । ছাদেক ভাই বুদ্ধিমান মানুষ । মানুষ ভাইজ্যা খান , মানুষ চিনতে পারেন । রক্ত গরম পুলাপান ভয় চিনে না , টাকা বুঝে , বীরপূজা বুঝে । তাদের নিয়া ছাদেক ভাই গ্রুপ তৈরী করেন , ছাদেক টিম । সকল ভয়ঙ্কর কাজের দায়িত্ব এই গ্রুপের ছেলেদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তিনি নিরাপদে বসে কলকাঠি নাড়েন । ছাদেক টিমের ছেলেরা মারামারি করে , আমি ছাদেক টিমে নাই , তবে ছাদেক ভাইয়ের হইয়া পার্টটাইম কাজ করি । বাকী সময় টিউশনি কইরা বেড়াই । বিএনপি ক্ষমতায় থাকার সময় ভাইয়ের হইয়া ম্যালা কাম করছিলাম । আওয়ামী প্যাদাইছি , জামাত পিডাইছি আবার বিএনপিও পিডাইছি ।
রাজশাহী , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আদিবাসী বিধবা মরিয়ম মুরমুকে পালাক্রমে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ভাসুর বিশ্বনাথকে ২ দিনের রিমান্ডে নেয়া হয়েছে । আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর আদালতে হাজির করে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করে । শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন । গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম জানান , আজ থেকেই থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে । এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের একটি সূত্রে জানা গেছে , মরিয়মকে হত্যার আগে এক বা একাধিক ব্যক্তি পালাক্রমে ধর্ষণ করে । তবে ফরেনসিক বিভাগের প্রধান ডা . মনসুর রহমান বলেন , ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে । পরীক্ষার জন্য আলামত ল্যাবে পাঠানো হয়েছে । চলতি সপ্তাহেই রিপোর্ট পাওয়া যাবে । তখন বিষয়টি নিশ্চিত হওয়া যাবে । উল্লেখ্য , শনিবার দিবাগত রাতে উপজেলার শিমুল গ্রামে বাড়ি থেকে তুলে এনে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় আদিবাসী বিধবা মরিয়ম মুরমুকে । পরে তার লাশ বিবস্ত্র অবস্থায় বরই গাছের সঙ্গে বেঁধে রাখা হয় । রোববার সকালে গোদাগাড়ী থানা পুলিশ গাছে বেঁধে রাখা লাশ উদ্ধার করে । এ ব্যাপারে নিহতের ছেলে উইলিয়াম মুর্মু বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করে । এ ঘটনায় নিহতের ভাসুর বিশ্বনাথকে সোমবার গ্রেফতার করা হয় । ( শীর্ষ নিউজ ডটকম / এমআর / এসএস / সস / ১৬ . ৪৭ঘ )
আর যিনি ছবি পেস্ট করেছেন তাকে অনুরোধ করছি সে সময়ের বর্তমান প্রধানমন্ত্রী , সহ যারা সে সময়ে এরেষ্ট হয়েছিলো , তার ছবিটাও পেষ্ট করুন - তবে পার্থক্যটা বুঝবো , কাকে বেহারার মত লাগে ?
মো : মোজাম্মেল হক এর ওয়েব সাইটে আপনাকে স্বাগতম
ব্যবসা বানিজ্য সম্পর্কিত পত্রিকা , ডিএসইর নিউজ পড়ুন - শেয়ার বাজারে থাকা কম্পানিগুলর খোজ - খবর এখানেই পাবেন ।
বৃষ্টি ধোঁয়া কৃষ্ণচূড়া পাতা থোকা থোকা লাল ফুল টাপুর টপুর বৃষ্টিতে পুকুরে ঢেউ এর দোল
লেখক বলেছেন : যদিও তাদের কিছু উৎসর্গ কার ঠিক না . . . তাও আপনার সন্মাণে . . .
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ফুটবল » বিশ্বকাপ ফুটবল খেলার সময়সূচি বাংলাদেশ সময় অনুসারে
১৯ জানুয়ারী ২০০৭ । হাঙরিকোডার শুভ পরিণয় থুক্কু সেট হওয়ার দিকে আগাচ্ছে । পানবিবি ' র সাথে তাঁর বেশ মিল মোহাব্বত । কিন্তু তার আগে পিএইচপি বাবা ' র সাথে হাঙরিকোডারের দেখা করা আবশ্যক । তাই সোজা পিএইচপি বাবা ' র দরবারে হাজির । হাঙরিকোডার : পিএইচপি বাবা । আমি পানবিবি ' র সাথে সেট হইতে যাইতেছি । আমি কোনদিকে যাবো বাবা ? আমায় দিক নির্দেশনা দ্যান বাবা । কিছুক্ষন নিজ জগতে থাকার পর পিএইচপি বাবা . . . . . . . . . . . . . . . . . . . . . . পিএইচপি বাবা : যা , দিক নির্দেশনা দিয়ে দিলাম । বাবা ' র দিক নির্দেশনা পেয়ে কোডার ভাই বেশ খুশু মনেই চলে গেল এবং পানবিবি ' র সাথে সেট হয়ে গেল । সেট হওয়ার ৪ বছর ৫ মাস ১ দিন পর . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . হাঙরিকোডার : ( আপন মনে ) হায়রে , কি ভ্যাজালের মধ্যে যে আছি । বাবা ' র দিক নির্দেশনা মোতাবেক পানবিবি ' র সাথে সেট হয়া কি হাল হইছে আমার । এমন সময় হঠাৎ সামনে দিয়ে পিএইচপি বাবা যাচ্ছে । তাকে দেখে কোডার ভাই বেশ উৎফুল্ল মেজাজে এগিয়ে গিয়ে . . . . . . . . . . . . . . . . . . . . . . . . হাঙরিকোডার : বাবা , বাবা , আমারে চিনতে পারছেন পিএইচপি বাবা । পিএইচপি বাবা : চিনছি । তুই হাঙরিকোডার না ? হাঙরিকোডার : জি বাবা । পিএইচপি বাবা : কিন্তু তোর এই হাল ক্যান ? হাঙরিকোডার : আপনার দিক নির্দেশনাক্রমে পানবিবি ' র সাথে সেটিং । আর তারপর পানবিবি ' র সাথে খেলতে খেলতে ৭৩৬০ জন পুলাপান বাবা । পিএইচপি বাবা : হায় হায় ! ! ! বলিস কি ? হাঙরিকোডার : কথা সত্য বাবা । পুলাপানের শুধু অভিযোগ আর অভিযোগ । একটারে শান্ত করলে আরেকটা চেইতা উঠে । ঐডারে শান্ত করলে আরেকজন চেইতা উঠে । আমি এখন কি করবো বাবা ? পিএইচপি বাবা : আবার সেট হ । হাঙরিকোডার : আবার সেট হমু । কন কি ? ৭৩৬০ জন পুলাপান নিয়া ঠেলাঠেলির মধ্যে আছি । তার উপর আবার সেটিং ! ! ! ! ! পিএইচপি বাবা : এইবার ভার্চুয়াল না , অরিজিনাল সেটিং । হাঙরিকোডার : বাবা অরিজিনাল সেটিং হইলে যদি আবার ৭৩৬০ পুলাপান হয় ! ! ! পিএইচপি বাবা : হবে না । আমি গ্যারান্টি দিতেছি । তয় শর্ত এবং সমস্যা আছে ? হাঙরিকোডার : কি শর্ত ও সমস্যা বাবা ? পিএইচপি বাবা : শর্ত হইলো অর্ধ ডজনের প্ল্যান নিয়া মাঠে নামবি । আর সমস্যা হইলো চেহারা পরিবর্তন হইয়া যাইতে পারে । হাঙরিকোডার : আমি রাজি বাবা । চেহারা পরিবর্তন হইলে সমস্যা নাই । অন্তত ভার্চুয়াল ৭৩৬০ থেইকা অরিজিনাল ৬ খান অনেক ভালো ।
এসব ঘটনায় স্থানীয় চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল বলেন , ' খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি । বেশি কিছু জানার চেষ্টা করিনি । এটি পুলিশের বিষয় । তবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ । ' সদর থানার ওসি মো . গোলাম সরওয়ার জানান , কামানখোলা এলাকায় শুক্রবার রাতে পৃথক ডাকাতির ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক । এসব ঘটনায় কেউ মামলা করেনি এখনো । প্রসঙ্গত , গত সোমবার উপজেলার উত্তর হামছাদি এলাকায় ডাকাতের গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন । - নোয়াখালীনিউজ / লক্ষ্মীপুর / ১০জুলাই / ০৪৩৪শ
স্পেলবাইন্ডার বলেছেন : ফটোগ্রাফের কপিরাইট আইন ভঙ্গ করায় ১০০ কোটি টাকার মামলা করুম কাইল সকালে !
১৮৭৫ সাল হতে ১৮৭৭ সাল পর্যন্ত দেশের ভীষণ দূর্ভিক্ষ দেখা দেয় । দূর্ভিক্ষ মোকাবেলার জন্য দেশের রেললাইন বসানোর কাজ শুরু হয় । ১৮৮৪ সালে কলকাতা হতে জলপাইগুড়ী পর্যন্ত ২৯৬ মাইল রেলপথ বসানোর কাজ শেষ হলে লোকজনের উঠানামা এবং মালামাল আমদানী রপ্তানীর সুবিধার জন্য ৪ , ৫ , ৬ বা ৭ মাইল পর পর রেলস্টেশন সহাপিত হয় । সান্তাহারের পরে তিলকপুর , আক্কেলপুর , জামালগঞ্জ এবং বাঘাবাড়ীতে ( জয়পুরহাটের সহানীয় নাম ছিল বাঘাবাড়ীহাট ) রেলস্টেশন সহাপিত হয় । জয়পুর গভর্ণমেণ্ট ক্রাউন স্টেটের নাম অনুসারে এর নাম রাখা জয়পুরহাট রেলস্টেশন । রেলস্টেশন ও পোষ্ট অফিসের নাম জয়পুরহাট রাখার পর হতে এলাকাটি জয়পুরহাট বলে পরিচিত হতে থাকে । কিন্তু সরকারী কাগজপত্রে এর আসল নাম গোপেন্দ্রগঞ্জই বহাল থাকে ।
লুৎফর ফরাজী বলেছেন : ভাল লাগিয়াছে । পরের পর্বের অপেক্ষায় রহিলাম । ভাল থাকিবেন ।
উপরোক্ত অবস্থায় নামাযটির অবস্থা দেখতে হবে । ইমাম উক্ত নামাযে উচ্চ আওয়াজে কেরাত পড়ছে না কি নীরবে কেরাআত পড়ছে । ১ ) যদি উচ্চ আওয়াজে কেরাআত পাঠ করে তবে সে ক্ষেত্রে শুধু সূরা ফাতিহা পড়ার পর চুপ করে ইমামের কেরাআত শুনতে হবে । সানা পড়া দরকার নাই ।
চট্টগ্রাম , ২২ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : চট্টগ্রামের বাঁশখালীর চাঞ্চল্যকর ডাকাতি মামলার রায়ে আদালত দুর্ধর্ষ ডাকাত জামাল উদ্দিন , প্রকাশ জামাইল্যাসহ ৬ ডাকাতকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে । মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিকাশ কুমার সাহা এ রায় ঘোষণা করেন ।
আল্লাহু আকবার - আল্লাহ্ সর্বশ্রেষ্ঠ । এটা বলার সময় দু ' হাতের তালু কিবলা দিকে রাখা অবস্থায় কান বরাবর তুলবে । তকবীর শেষ হতে হতে দু ' হাত নাভীর উপর বাঁধবে । বা হাতের কব্জি ডান হাত দ্বারা ধরে রাখবে । মন থাকতে হবে ধীর স্থির অচঞ্চল । তারপর মহান আল্লাহর পবীত্রতা ও প্রশংসা বর্ণনা করবে , যেন দিল বুঝে যে কার সামনে তুমি দাড়িয়েছ ! এটা বলার সাথে সাথে নামাযীর জন্য নামায ব্যতীত যাবতীয় শারিরিক ও চিন্তাগত বিষয়াবলী হারাম হয়ে যায় । এজন্যই একে তাকবীরে তাহরীমা বা হারাম ঘোষনার ধ্বণি বলা হয় । দৃষ্টি থাকবে সিজদার স্থানে ।
হলুদ বলেছেন : ভ্রাতা আপনে কেডা ? নতুন ব্লগার বুঝি ?
এতে আরো বলা হয় , বর্তমানে শহরাঞ্চলের ২১ দশমিক ৩ শতাংশ এবং গ্রামের ৩৫ দশমিক ২ শতাংশ লোক দরিদ্র । এ ছাড়া ১৭ দশমিক ৬ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে । এর মধ্যে ২১ দশমিক ১ শতাংশ শহরে এবং ৭ দশমিক ৭ শতাংশ গ্রামাঞ্চলে বাস করে ।
বর্ণিত আছে যে ঐ নিদর্শন গুলো পর্যায় ক্রমে সংগঠিত হবে , যেমন পুথির মালায় পুথি পর্যায়ক্রমে সাজানো থাকে । এগুলোর একটি সংঘঠিত হওয়ার পর পরই অপরটি সংঘঠিত হবে । এ দশটি নিদর্শন সংঘঠিত হওয়ার পর পরই আল্লাহর আদেশে কিয়ামত সংঘঠিত হবে ।
খুব মজা পেলাম . . . না পড়লে আসলেই বুঝতে পারতাম্ না কি লিখেছেন . . .
রাশিয়ার কাঁচা মহাসড়ক : ভাবছো , এবার নির্ঘাত গুল মারছি । মহাসড়ক বা হাইওয়ে - ই যদি হবে , তবে আর সেটা কাঁচা হয় কি করে । কাঁচা রাস্তা তো হয় গ্রামে । এখন তো সেখানেও সব রাস্তাও প্রায় পাকা হয়ে গেছে । আর রাশিয়ার মতো দেশে কিনা একটা আস্ত হাইওয়েই কাঁচা ! আসলে ঘটনা হলো , সাইবেরিয়া থেকে ইয়াকুটস্ক পর্যন্ত এই রাস্তাটি বছরের ১০ মাসই বরফে ঢাকা থাকে । পাকা করবে কিভাবে বলো ? আর তুষার ঢাকা কাঁচা রাস্তা কেমন বিপজ্জনক একবার ভাবো তো দেখি । আর ভয়ের কিন্তু এখানেই শেষ নয় । বছরের ২ মাস আবার ওখানে বরফ যায় গলে যায় । তখন বরফ গলা পানিতে পুরো রাস্তা একেবারে কাদা হয়ে যায় । বর্ষাকালে আমাদের ঢাকা শহরের রাস্তা আর কি এমন কাদা হয় , বলো ? হাজার হোক , আমাদের রাস্তাগুলো তো সব পাকা - ই ! ওখানে তখন কী যে লম্বা লম্বা সব জ্যাম হয় ! হাজার হাজার গাড়ি আটকা পড়ে যায় রাস্তার দু ' পাশে । আর তাতে ডাকুরা যে কী খুশি হয় ! হাজার হাজার গাড়ির ভীড়ে পুলিশ আর কতো পাহারা দেবে বলো । ডাকুরা মহানন্দে ডাকাতি করতে শুরু করে দেয় । তবেই বোঝো , কেমন বিপদ এই রাস্তায় !
নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামে সকাল ১১টার দিকে জহুরা আক্তার ( ১৯ ) নামে ১ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দূর্গাপুর থানা পুলিশ ।
দামিনী আমাকে বলিল , শ্রীবিলাসবাবু , তুমি আমাকে কলিকাতায় পৌঁছাইয়া দিবে চলো ।
1 . কেন্দুয়ায় ১৪ রাউন্ড গুলিসহ রিভলবার উদ্ধার 2 . নেত্রকোনায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন 3 . নেত্রকোনায় স্তন্যদায়ী মা ' দের মাঝে ভাতা বিতরণ 4 . নেত্রকোনায় বিএনপি ' র দু ' গ্রুপের পৃথক বিক্ষোভ সমাবেশ 5 . মামলার ৫ বছর পর আসামি গ্রেফতার
ব্লগ বন্ধুরা দুঃখিত , বিষেশ ঝামেলায় ছিলাম তাই পর্বটি দিতে দেরি হলো , চলছে . . . . . . হঠাৎ একদিন মাস্তান টাইপের কয়েকটা ছেলে আমাকে খুঁজতে চারুকলায় আসলো , ছেলেগুলো তুষারভাইদের পরিচিত ইউনিভার্সিটিতে পরে , উনাদের কাছেই জানতে চাইলো সীমানা নামে কাঊকে ওরা চেনে কিনা । ওরা জিজ্ঞেস করলো কেনো ? রানাতো অনেক ছেলেদের কাছেই ফোন করে দিতো কেউ কেউ তো মাস্তান হতেই . . .
ভোলা , ১১ জুলাই : ভোলার চরফ্যাশনের ঢালচরের সাগর মোহনার রাক্ষসিয়া নামক এলাকায় চারটি মাছ ধরার ট্রলার ডাকাতি করেছে জলদস্যুরা । রোববার রাতে জলদস্যুদের হামলায় ১৫ জেলে আহত হয়েছে । ঘটনার পর থেকে চরফ্যাশন থানার এসআই ( উপ - পরিদর্শক ) রাজু আহমেদ ' র নেতৃত্বে ছিনিয়ে নেয়া ট্রলার উদ্ধারে অভিযান চালাচ্ছে . . . . বিস্তারিত »
উদয়াদিত্য নিশ্বাস ফেলিয়া কহিলেন , " তবে যাই । আমি কারাগারে ফিরিয়া যাই । "
আহত ১৫ জনের মধ্যে গুরুতর পাঁচজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । এদের মধ্যে মাগুরা সদর উপজেলার তেঘরিয়া গ্রামের বাহারুল ইসলাম ( ২৬ ) এবং ঝিনাইদাহ জেলার সেলিম আহমেদ ( ৪২ ) নামের দুজনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে ।
পাবনা , ২৫ জুন : পাবনার আতাইকুলা থানার সাঁড়দিয়ার গ্রামে শামীমা আক্তার লাকী ( ১৪ ) নামের এক মাদ্রাসা ছাত্রী এবং বনগ্রামের বিদ্যুৎ চক্রবর্তী ( ২২ ) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । পুলিশ জানায় , শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে আতাইকুলা থানার সাঁড়দিয়ার গ্রামের লাকী বখাটেদের অত্যাচারে অতিষ্ট হয়ে . . . . বিস্তারিত »
কুরআন অবমাননার জন্য কমিনী এবং ভন্ড হাসিনা উভয়ের ফাসি চাই ।
পোস্ট করা হয়েছে : রবি মে ২৪ , ২০০৯ ১২ : ৫৮ পূর্বাহ্ন
শেরপুর , ১২ জুলাই : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়ার পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অপরাধে হায়দার আলী ( ৫০ ) নামে একজনের বিনাশ্রম ছয় মাসের কারাদণ্ড দিয়েছে বিশেষ ভ্রাম্যমাণ আদালত । পুলিশ ও নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে . . . বিস্তারিত »
প্রশ্ন ( ২৭ / ২৭ ) : জনৈক ইমাম টাকা ঋণ দিয়ে মাসে নির্দিষ্ট পরিমাণ লাভ গ্রহণ করেন । এভাবে লাভ গ্রহণ করা সূদের আওতায় পড়বে কি ? এটা সূদ হ ' লে ঐ ইমামের পিছনে ছালাত আদায় করা বৈধ হবে কি ? - সুমাইয়া গণবিশ্ববিদ্যালয় , সাভার , ঢাকা । উত্তর : স্পষ্ট সূদের আওতায় পড়বে । ইবনু আববাস ( রাঃ ) বলেন , ঋণ গ্রহিতা থেকে উপকার নিতে আমাদেরকে নিষেধ করা হয়েছে ' ( ইরওয়া ৫ / ২৩৪ , হা / ১৩৯৭ ) । সুতরাং কর্য দিয়ে তা থেকে লাভ নেওয়া হারাম । এক্ষণে ইমাম সূদ গ্রহণ করলে সে ফাসিক ( পাপাচারী ) হবে । কেননা সূদকে আল্লাহ হারাম করেছেন ( বাক্বারাহ ২৭৫ ) । ঐ ফাসিক ইমামের পিছনে ছালাত আদায় করলে তা জায়েয হবে । তবে এ ধরনের ইমাম নিয়োগ করা উচিত নয় । কারণ এতে অন্যায়কারীকে সাহায্য করা হবে । আল্লাহ বলেন , ' তোমরা পাপ ও সীমালংঘনের কাজে পরষ্পরকে সাহায্য করো না ' ( মায়েদাহ ২ ) । ( বিস্তারিত দ্র . ছালাতুর রাসূল ( ছাঃ ) , পৃঃ ৮৮ ) ।
২ . এ মুহূর্তে মনে না পড়া উপন্যাসের বাইরে কয়েদখানার কোনো কাহিনীই প্রায় পড়িনি । ফলে অবচেতন থেকে উঠে আসার সুযোগ নাই । পরিস্থিতির অভিন্নতা আর সর্বমানবিক সংরাগ হয়তো মিল ঘটিয়ে দেয় ।
আনাসের বর্ণনায় ইবনে জারীর বলেন , বুরাকে চড়ার পর রসূলুল্লাহ ( সা : ) জিবরীলের সাথে বায়তুল মুকাদ্দাসের দিকে রওয়ানা হন । হঠাত্ রাস্তার একদিকে তিনি একটি বুড়ীকে দেখতে পান । তিনি ( সা : ) বলেন , এটা কে ? হে জিবরীল ! তিনি বলেন , চলুন , হে মুহাম্মদ ! তিনি চলতে থাকেন । আবার রাস্তার ধারে একটি জিনিস তাঁকে ডাকলো , আসুন , হে মুহাম্মদ ! তখন জিবরীল তাঁকে বলেন , চলুন , হে মুহাম্মদ ! তাই তিনি চলতে লাগলেন । অতঃপর আল্লাহর সৃষ্টির মধ্যে কিছু সৃষ্টির সঙ্গে তাঁর সাক্ষাত্ হল । তাঁরা বললেন , আসসালা - মু আলাইকা , হে হা - শির ( যাঁর পরে কেউ নেই ) । তখন তাঁকে জিবরীল ( আ : ) বলেন , আপনি সালামের জওয়াব দিন । তাই তিনি সালামের জওয়াব দিলেন । তারপর তিনি দ্বিতীয় ও তৃতীয়জনের সাক্ষাত্ পেলেন । তাঁদেরকেও তিনি ঐরূপ বললেন । পরিশেষে তিনি বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন । অতঃপর তাঁর কাছে পানি ও শারাব এবং দুধ পেশ করা হল । তখন রাসুলুল্লাহ ( সা : ) দুধটাকে গ্রহণ করলেন । অতঃপর জিবরীল আলাইহিস সালাম বলেন , আপনি স্বভাবজাত প্রকৃতিকে পেয়ে গেছেন । আপনি যদি পানিটা পান করতেন তাহলে আপনি ডুবে যেতেন এবং আপনার উম্মতও ডুবে যেত । আর আপনি যদি শরাব পান করতেন তাহলে আপনি পথভ্রষ্ট হতেন এবং আপনার উম্মতও বিভ্রান্ত হয়ে যেত । তারপর জিবরীল বলেন , সেই বুড়ীটা যাকে আপনি রাস্তার ধারে দেখেছিলেন সে হচ্ছে পৃথিবীর সেই অংশ যতটা বয়স এই বুড়ীটার বাকী আছে । আর সে চেয়েছিল যে , আপনি তার প্রতি আকৃষ্ট হন । সে ছিল আল্লাহর দুশমন ইবলীস । সে চেয়েছিল যে , আপনি তার দিকে ঝুঁকে যান । আর যারা আপনাকে সালাম দিয়েছিলেন তারা হলেন ইবরাহীম এবং মুসা ও ঈসা ( আ : ) ( তাফসীরে ত্ববারী , ১৫ খণ্ড , ৫ম পৃষ্ঠা ) । হাফেজ ইবনে কাসীর বলেন , এর কোন কোন শব্দে আপত্তি এবং অভিনবত্ব আছে ( তাফসীর ইবনে কাসীর , ৩য় খণ্ড , ৬ষ্ঠ পৃষ্ঠা ) ।
এবার মূল টপিকে আবার আসা যাক । ঠিক আছে ধরেন দশ টাকা কেজি চাল খাওয়ানোর কথা একটি জনসভায় বলেছে । সরকারের মাত্র ১ বছর ২ মাস বয়স । এখনই কেন লাফালাফি করছেন ? ৫ বছর যাক তারপর না হয় বিচার করা যাবে সরকার চালের দাম ১০ টাকা করতে পেরেছে কিনা । ১০ টাকা করা লাগবে না । তারা যদি ১৮ / ২০ টাকায়ও রাখতে পারে মানুষ খুশি হবে । তখন জনসভায় কোন নেতা কোনদিন ফ্রি চাল খাওয়ানোর কথা বলেছিল তা সাধারন মানুষ কোন ধার ধারবে না । গুণীজনেরা ইসতেহারটা আবার মনে করবে আর মেলাবে কোনটি পূরন হয়েছে আর কোনটি হয়নি । আর সেই ইসতেহারের ধারের কাছেও ১০ টাকা চাল আর ফ্রি সারের কথা বলা নেই । নেতারাতো অনেক কথাই বলে জনসভায় । খালেদা জিয়াও বলেছিল ' উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ ' । তারেকও বলেছিল ' করেছি সন্ত্রাসমুক্ত , এবার করব দুর্নীতিমুক্ত ' ! দুর্নীতির মহাপুরুষ এর মুখে এমন কথা আসলেই অসাধারন লাগে ।
চাটিকিয়াং রুমান বলেছেন : আইজ বুঝবানা বুঝবা কাইল থাপড়াইবা বুক পাড়বা গাইল
দোয়া ছাড়া কিছুই করার নাই , আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুন এই কামনা … ধন্যবাদ রনি ভাই …
আরে আমি তো সাঁতার শিখলাম সাপের ভয়েই । ছোটবেলায় বাসার সামনের পুকুরে কলা গাছ নিয়ে সাঁতার কাটতাম । একদিন কলা গাছ নিয়ে মাঝ পুকুরে যাওয়ার পরে দেখি পাশে একটা সাপ । দেখে তো আমি কলা গাছ রেখেই পুকুর পাড়ে । সেই যে সাঁতার শিখলাম আজও ভুলিনি ।
জামায়াত কর্মী তারেক ও নুরুল কবিরকে মিথ্যা মামলায় জড়ানোর নিন্দা ॥ অবিলম্বে মুক্তি দাবী এমপি কাজলের
রাজশাহী , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আদিবাসী বিধবা মরিয়ম মুরমুকে পালাক্রমে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ভাসুর বিশ্বনাথকে ২ দিনের রিমান্ডে নেয়া হয়েছে । আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর আদালতে হাজির করে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করে । শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন । গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম জানান , আজ থেকেই থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে । এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের একটি সূত্রে জানা গেছে , মরিয়মকে হত্যার আগে এক বা একাধিক ব্যক্তি পালাক্রমে ধর্ষণ করে । তবে ফরেনসিক বিভাগের প্রধান ডা . মনসুর রহমান বলেন , ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে । পরীক্ষার জন্য আলামত ল্যাবে পাঠানো হয়েছে । চলতি সপ্তাহেই রিপোর্ট পাওয়া যাবে । তখন বিষয়টি নিশ্চিত হওয়া যাবে । উল্লেখ্য , শনিবার দিবাগত রাতে উপজেলার শিমুল গ্রামে বাড়ি থেকে তুলে এনে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় আদিবাসী বিধবা মরিয়ম মুরমুকে । পরে তার লাশ বিবস্ত্র অবস্থায় বরই গাছের সঙ্গে বেঁধে রাখা হয় । রোববার সকালে গোদাগাড়ী থানা পুলিশ গাছে বেঁধে রাখা লাশ উদ্ধার করে । এ ব্যাপারে নিহতের ছেলে উইলিয়াম মুর্মু বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করে । এ ঘটনায় নিহতের ভাসুর বিশ্বনাথকে সোমবার গ্রেফতার করা হয় । ( শীর্ষ নিউজ ডটকম / এমআর / এসএস / সস / ১৬ . ৪৭ঘ )
বুইল্লা গেলেন কেমতে ? বাঙালির ইতিহাসে আমিই একমাত্তর রাজা যে অইন্য দ্যাশ আক্রমোন করিলো ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ এবং দুপুর ২ টায় পৃথক দুটি অভিযানে এই সারগুলো উদ্ধার করা হয় । উদ্ধারকৃত সারের মধ্যে ইউরিয়া ১৭ হাজার ৬১৩ বস্তা , এমওপি ২ হাজার ৫৭৯ বস্তা এবং টিএসপি ১৮ বস্তা সার রয়েছে ।
নিউজডেস্ক , বাংলাদেশনিউজ২৪x৭ . কম ; পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর কোহাতে একটি বাজারে গতকাল বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছে । পুলিশ একথা জানিয়েছে । এক আত্বঘাতী বোমা হামলাকারী হামলাটি চালিয়েছে বলে জানিয়েছে টেলিভিশন চ্যানেলগুলো । পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর জানিয়েছেন , বোমাটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ছোট যাত্রীবাহী বাসে লুকানো ছিলো । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / এমএ / এসএকে .
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান , ভোররাত ৪টার দিকে গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের কাদের ফারাজীর বাড়িতে হানা দেয় একদল দুর্বৃত্ত । তারা বাড়ির সবাইকে জিম্মি করে অর্থ ও স্বর্ণালংকার লুটে নেয় । এ সময় বাড়ির লোকজনের চিৎকারে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ।
নীলফামারী , ১০ জুলাই : বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নীলফামারীর ডিমলার পল্লীতে মাকে জিম্মি করে এক কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়েছে ।
আখাউড়া , ১২ জুলাই : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় এক ব্যবসায়ী খুন হয়েছে । নিহতের পরিবার জানায় , দক্ষিন আফ্রিকার জোহান্সবার্গ লোকাল এলাকায় আখাউড়া উপজেলার টনকী গ্রামের মোস্তফা ভূঁইয়া জুয়েল ( ৩৩ ) একটি স্টেশনারি দোকান চালাতো । সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় দোকানটিতে স্থানীয় সন্ত্রাসীরা সশস্ত্র হামলা করে । . . . বিস্তারিত »
লেখক বলেছেন : এডমিট দেয়া হোক । দারুন অনুবাদ করতেছে
রাজশাহী , ১১ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী বিধবা নারী মরিয়ম মুরমুকে হত্যার আগে এক বা একাধিক ব্যক্তি ধর্ষণ করেছে বলে প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে । রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা . মনসুর রহমান জানান , লাশের প্রাথমিক সিমট্রাম দেখে গণধর্ষণের পর তাকে হত্যা ও পরে লাশ বিবস্ত্র করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় । ময়নাতদন্তের রিপোর্ট দেখলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি । এদিকে এ নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে আদিবাসী সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা আজ সোমবার রাজশাহী নগরীতে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেছে । সংস্থার নির্বাহি পরিচালক রাজকুমার শাও জানান , প্রতিবাদ কর্মসূচি থেকে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশের প্রতি চাপ সৃষ্টি করা হবে । জাতীয় আদিবাসী পরিষদও এ ঘটনায় পৃথক কর্মসূচি ঘোষণা করবে । জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি অনিল মারাণ্ডি জানান , আগামীকাল মঙ্গলবার পরিষদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে । একই দিন এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে প্রশাসনে স্মারকলিপিও পেশ করা হবে বলে জানান তিনি । এ ব্যাপারে রাজশাহী পুলিশ সুপার এসএম রোকন উদ্দিন বলেন , পারিবারিক কলহ ও জমিজমার বিরোধ নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে । হত্যাকারীরা শিগগিরই শনাক্ত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি । প্রসঙ্গত , গত শনিবার দিবাগত রাতে জেলার গোদাগাড়ী উপজেলার শিমুল গ্রামে বাড়ি থেকে তুলে এনে নির্মমভাবে হত্যা করা হয় চল্লিশোর্ধ আদিবাসী নারী মরিয়ম মুরমুকে । শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি ঘাতকের দল । তার লাশ বিবস্ত্র অবস্থায় বরই গাছের সঙ্গে বেঁধে রাখা হয় । রোববার সকালে গোদাগাড়ী থানা পুলিশ গাছে বেঁধে রাখা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে । এ ঘটনায় নিহতের পুত্র উইলিয়াম মুরমু বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেন । ( শীর্ষ নিউজ ডটকম / এমআর / এনডিএস / ০১ . ২৫ ঘ . )
হবিগঞ্জ , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : আজ মঙ্গলবার হবিগঞ্জের বানিয়াচং থানা থেকে হত্যা চেষ্টার মামলাভুক্ত ২ আসামিকে এলাকার প্রভাবশালী মহল ছাড়িয়ে নিয়ে গেছেন । ওই দুই আসামি গতকাল রাতে এক মাদ্রাসা ছাত্রকে হত্যার চেষ্টা চালালে এলাকাবাসীর হাতে অস্ত্রসহ ধরা পড়লে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয় এবং এ ব্যাপারে রাতেই ওই দুই আসামির বিরুদ্ধে এফআইআর লিপিবদ্ধ হয় । এক কলেজ ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় দশম শ্রেণীর মাদ্রাসা ছাত্র ফয়সলকে ( ১৭ ) হত্যার চেষ্টা চালায় বখাটেরা । জানা যায় , বানিয়াচং উপজেলা সদরের ইনাতখানী গ্রামের এক ছাত্রীকে জনাব আলী ডিগ্রি কলেজে যাওয়া - আসার পথে আটককৃত দুই বখাটেসহ ৮ / ১০ জন প্রায়ই যৌন হয়রানি করে আসছিল । একই গ্রামের আ . রব শামীমের ছেলে স্থানীয় আলীয়া মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ফয়সল ( ১৭ ) এর প্রতিবাদ করে । এতে বখাটেরা ক্ষুব্ধ হয়ে সোমবার রাত ১১টায় ফয়সলকে মোবাইলে কৌশলে বাড়ির বাইরে নিয়ে হত্যার চেষ্টা চালায় । তার চিৎকারে এলাকার লোকজন তাকে উদ্ধার করে । এ সময় তারা রামদা , লোহার রডসহ পুরানবাগ গ্রামের আব্দুল হান্নানের ছেলে সালমান ( ২০ ) ও ইনাতখানী গ্রামের আ . হাকিম মিয়ার ছেলে রমজানকে ( ২১ ) হাতেনাতে আটক করে পুলিশে দেয় । এ ব্যাপারে রাতেই থানায় এজাহার দাখিল করা হয় । আজ মঙ্গলবার দুপুরে এলাকার মাতব্বররা থানায় গিয়ে ঘটনাটি সালিশে নিষ্পত্তির আশ্বাস দিয়ে গ্রেফতারকৃতদের থানা থেকে ছাড়িয়ে আনেন । থানার অফিসার ইনচার্জ মোকসেদুল মোমেন জানান , লিখিত মুচলেকা রেখে বখাটেদেরকে মাতব্বরদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / ওআর / আরআর / এসসি / ২১ . ২৩ঘ . )
কবিরাজপুর : চেয়ারম্যান পদে আফজাল হেসেন হাওলাদার ( গরুর গাড়ি ) , মোঃ কারুজ্জামন চাঁন মিয়া ( দেয়ালঘড়ি ) , আবদুল সালাম মাতুব্বর ( জাহাজ ) , টিপু সুলতান ( মাইক ) , মজিবর রহমান ( আনারস ) , মহির উদ্দিন ( তালা ) , রশিদ মল্লিক ( দোয়াত কলম ) প্রতীক নিয়ে লড়ছেন ।
আর স্যালফ_স্যাটার্ড ভাই আমারে বলেন আপনার ছবিটা কি ক্যামেরা দিয়া তুলছেন । আমি ঐরকম একটা কিনমু । এইরাম পিক্সার কোয়ালিটিতে ভিডিও হবে না ?
রেইড ব্যবহার করে কিভাবে মুল্যবান তথ্য সুরক্ষিত রাখা যাবে আবার একই সাথে হার্ডড্রাইভ রিড / রাইট স্পীড বাড়ানো যাবে সেটা জেনে নিন ।
রংপুর , ১০ জুলাই : রংপুরে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে ' সবাই মিলে ভ্যাট দেবো , দেশ গড়ায় অংশ নেবো ' প্রতিবাদ্যকে সামনে রেখে র্যালী বের করে ভ্যাট , এক্সসাইজ ও কাস্টমস বিভাগ । রোববার মহানগরীতে হরতালের . . . . বিস্তারিত »
আপনার বয়স kom tai bole kharaph লিখেন bolchi na . ধীরে ধীরে লিখেন অনেক বই পরেন তারপর দেখবেন অনেক ভালো লিখছেন . আপনার লেখার প্লটটা ভালো ছিল গুছিয়ে লিখতে পারলে হয়ত ভালো কিছু সম্ভব hoto . শুভকামনা roilo .
লেখক বলেছেন : কিযে বলেন মিলটন ভাই আপনাকে দেখে ভালই লাগছে ।
মাঝে মাঝে ভূত চাপে সাইফুলের কাঁধে । কোনদিন নদীপথে স্বরূপকাঠি , আটঘর কুড়িয়ানা , ঝালকাঠি , বরিশাল কিংবা একেবারেই কাছের কাউখালি । কোনদিন সাইকেলে চেপে ডুমুড়িয়া , টগড়া , নামাজপুর ,
রেটিং : - ৬ / + ৩৩ , পোষ্টটি ১৬৭৩ বার দেখা হয়েছে , মন্তব্য : ২৪৩
ফুলবাড়ীয়া , ২৭ জুন : কমিটি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক মাদ্রাসা সুপারকে পিটিয়ে আহত করেছে ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অছেক বিল্লাহ শামীম । সোমবার সকাল সাড়ে নটার দিকে আমতলী নামক স্থানে সুপার মাওলানা গোলাম মোস্তফাকে পিটিয়ে আহত করে শামীম । আহত সুপারকে ফুলবাড়ীয়া হাসপাতালে . . . বিস্তারিত »
জামালপুর , ১২ জুলাই : জামালপুরের সরিষাবাড়ি উপজেলার রঘুনাথপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু - পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছে । বিস্তারিত আসছে … . বার্তা২৪ ডটনেট / এটি . . . . বিস্তারিত »
কক্সবাজার , ১৭ মার্চ : কক্সবাজারে সমুদ্রে ডুবে মারা গেলেন ঢাকার এক শিক্ষক । বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সমুদ্র [ বিস্তারিত ]
ঝিনাইদহ , ৫ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : আগামী ৬ ও ৭ জুলাই ( বুধ ও বৃহস্পতিবার ) বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে ঝিনাইদহে বিএনপি ' র করা মিছিলে বাধা দিয়েছে পুলিশ । ফলে দলীয় কার্যালয়ের সামনেই পুলিশের ব্যারিকেডের মধ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা ।
আইটেক পরিবারে আপনাকে স্বাগতম । আপনি শেয়ার শুরু করে দিন অপেক্ষায় আছি ।
তালিকানুযায়ী যেসব জায়গায় প্রাথমিক বিদ্যালয় নেই সেগুলো হলো - বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ২৪ নং ওয়ার্ডের রুপাতলীর ধানগবেষণা রোড বা জিয়ানগর , সদর উপজেলার ১০ ইউনিয়নের চারটি গ্রামের মধ্যে চর সিংহের কাঠী , ইছাগুড়া , বামনি কাঠী , ডেফুলিয়া , হিজলা উপজেলার খাগেরচর , চরজানপুর , বড়লক্ষিপুর , টুমলক্ষিপুর , আশুলি , আবুপুর , শংকরপাশা , খৈইলা , চরমান্দ্রা , ছোটলক্ষিপুর , ঘোষেরচর , আবদা , চর হিজলা ও কাউরিয়া ।
জেলা আ ' লীগ সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন , জেলা আ ' লীগ সহ সভাপতি আ . ন . ম ফজলুল করিম , সহ সভাপতি আবদুল গোফরান , সাধারন সম্পাদক মিজানুর রহিম , জেলা আইন বিষয়ক সম্পাদক এড : আবুল বাশার , জেলা কৃষক লীগ সভাপতি শাহজাহান কামাল , জেলা মহিলা লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা , জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী , সদর উপজেলা মহিলা লীগের সভাপতি জাহানারা বেগম প্রমুখ জেলা তরুলীগের সাধারণ সম্পাদক ইউসুফ পাটোয়ারী , ।
ঢাকা , ১০ জুলাই : বগুড়া ও টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন । আহত হয়েছেন ২০ জন । শনিবার রাতে দুর্ঘটনাগুলো ঘটে ।
একটি জাতীয় সমীক্ষা অনুযায়ী ২০০৮ সালে জার্মানির জনসংখ্যার মাত্র ১ . ৬ শতাংশ শুদ্ধ নিরামিষাশী ছিল ৷ অবশ্য জার্মানির নিরামিষাশীদের সংগঠনের হিসেব অনুযায়ী প্রায় ৭ থেকে ৮ শতাংশ মানুষ নিয়মিত নিরামিষ খাবার খান ৷
স্থানীয় সূত্র জানায় , শুক্রবার রাত ১০টার দিকে কয়েকজন পাথর শ্রমিক ভোলাগঞ্জ কোয়ারির জিরো লাইন এলাকায় পাথর উত্তোলন করতে যান । জিরো লাইন এলাকায় পাথর সংগ্রহকালে ভারতীয় সীমান্তরক্ষীরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে । এতে পাথর শ্রমিক আশরাফুল ও ইলাশ মিয়া আহত হন । গুরুতর অবস্থায় বিজিবি তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে আসে । ওসমানী হাসপাতালে আনার পথে মারা যায় আশরাফুল । তিনি স্থানীয় বাঘারপার গ্রামের মুক্তিযোদ্ধা আহাদ আলীর পুত্র । আর গুরুতর অবস্থায় ইলাশ মিয়াকে ওসমানী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে । ইলাশ স্থানীয় পাড়ুয়া গ্রামের মৃত আফতাব আলীর পুত্র ।
ঢাকা , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : রাজধানীর শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় সিএনজি ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় ৯০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আহমেদসহ ৩ জনকে আটক করেছে র্যাব । মঙ্গলবার গভীর রাতে ফরিদাবাদের এলাকা থেকে তাদের আটক করা হয় । আটককৃত অপর দু ' জন হলো সিএনজি চালক মিজান ( ৩৩ ) ও দিলোয়ার ( ৩৭ ) । এ সময় তাদের কাছ থেকে ১টি মাইক্রোবাসসহ ১৫টি সিএনজি উদ্ধার করা হয় । এদিকে র্যাবের অভিযানকালে চক্রের মূল হোতা ওয়াসিম পালিয়ে যায় । জানা গেছে , গ্রেফতারকৃতরা স্থানীয় পোস্তগোলা ও ঢাকার আশপাশে চাঁদাবাজি ও সিএনজি ছিনতাইয়ের সাথে জড়িত ছিল । উল্লেখ্য , পালিয়ে যাওয়া ওয়াসিমের বিরুদ্ধে সিএনজি ছিনতাইয়ের ৩টি মামলা রয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / এইচআর / এমইউ / এসসি / ১৬ . ০৫ঘ . )
২৫তম রমযান - কেউ যদি পবিত্র স্থান অর্থাৎ মক্কা বা মদিনা শরীফে রোজা রাখার মানত করে এবং পরে সে অন্য কোন শহরে এসে ঐ রোযা পালন করে তবে তার মানত আদায় হবে কি ।
ঢাকা , ১১ জুলাই : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দাখিলকৃত আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে আগামী ১৪ জুলাই বৃহস্পতিবার শুনানি হবে । . . . বিস্তারিত »
সিকান্দার আবু জাফর একজন কবি , নাট্যকার , গীতিকার , সাংবাদিক ও সম্পাদক । তিনি ১৯১৯ সালে বর্তমান সাতক্ষীরা জেলার তালা থানার অন্তর্গত তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন । ১৯৩৪ সালে ম্যাট্রিক পাস করে তিনি কলকাতায় বঙ্গবাসী কলেজে ভর্তি হন এবং কিছুকাল এ কলেজে পড়াশোনা করেন । সিকান্দার আবু জাফর ছাত্রজীবনেই সাহিত্যচর্চা শুরু করেন এবং সেই সঙ্গে সাংবাদিকতার প্রতি আকৃষ্ট হন । কাজী নজরুল ইসলাম সম্পাদিত কলকাতার ' দৈনিক নবযুগ ' পত্রিকায় সাংবাদিকতার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয় । ১৯৫০ সালে কলকাতা থেকে ঢাকায় এসে সিকান্দার আবু জাফর রেডিও পাকিস্তানে চাকরি গ্রহণ করেন । ১৯৫৩ সালে ' দৈনিক ইত্তেফাক ' - এর সহযোগী সম্পাদক এবং ১৯৫৪ সালে ' দৈনিক মিল্লাত ' - এর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ।
হাবিব রহমান বলেছেন : এই যেমন হাসিনা খালেদা আমাদের ভাল লাগেনা . . . বাইরের কেউ আসলে ঠিক ই মাইন্যা নিমু । আইজ বুঝবানা বুঝবা কাইল থাপড়াইবা বুক পাড়বা গাইল
ফারুক অভিযোগ করেন , কাউকে কোনো মামলায় আসামি করতে হলে , কেন তা করা করা হচ্ছে সেটা বিস্তরিত উল্লেখ করতে হয় । এই মামলার ক্ষেত্রে তা করা হয়নি । এছাড়া অপরাধ সংগঠনের দিন উল্লেখ থাকলেও সময় সুনির্দিষ্ট করা হয়নি ।
পেকুয়া থানায় রুজু হওয়া একটি মামলায় এক পাগলকে আসামী করা হয়েছে । গত ১৫ জুন পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ধারিয়াখালী এলাকার রেজ্জাকুল হায়দার চৌধুরীর পুত্র মোছাদ্দেক হায়দার চৌধুরী বাদি হয়ে ১৪৩ / ৪৪৭ / ৩২৩ / ৩৮৭ / ৩৭৯ / ৪২৭ ধারায় একটি মামলা দায়ের করে । উক্ত মামলায় সুনির্দিষ্ট ৫জন আসামীর মধ্যে একজন পাগলকেও আসামী করা হয়েছে । ওই পাগলের নাম মোহাম্মদ হোছন ( ৩৭ ) । সে পেকুয়া ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার নজু মিয়ার পুত্র । স্থানীয় এলাকাবাসী জানায় , মোহাম্মদ হোছন ৩ বছর ধরে মানসিক রোগী হয়ে পাগলের মতো বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করছে । গতকাল বৃহস্পতিবারও তাকে একটি কাঁঠালের খোলস মাথায় দিয়ে উলঙ্গ অবস্থায় পেকুয়া বাজার ও চৌমুহুনীতে ঘুরতে দেখা গেছে । এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে । এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই তৌহিদুল আনোয়ারের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান , এ রকম কোন পাগল যদি মামলার আসামী হয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে তাকে বাদ দেওয়া যেতে পারে ।
চট্টগ্রাম প্রতিনিধি , ২০ জুন ( বিডিন্যাশনাল নিউজ ডটকম ) : - চট্টগ্রাম আদালত প্রাঙ্গন থেকে পুলিশের চোখ ফাঁকিদিয়ে মো : আফসার হোসেন নামক মাদক মামলার এক আসামী পালিয়েছে । গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর জজ আদালতের সামনে থেকে সে পালিয়ে যায় । এসি প্রসিকিউশন মো : মাঈন উদ্দিন
লেবাননের হিজবুল্লাহ আর ফিলিস্তিনের হামাস - এ দুটো সংগঠন ইসরাইলের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে । কারণ ইসরাইলের সাম্রাজ্য বিস্তারের পথে তারাই এখন সবচেয়ে বড় বাধা । হামাস কেবল শক্তি দিয়ে ইসরাইলের মোকাবেলা করছে না , বুদ্ধি দিয়েও তারা এখন ইসরাইলকে কাবু করছে । খবরে প্রকাশ ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস দখলদার ইসরাইলের একটি সামরিক ঘাঁটির কম্পিউটার নেটওয়ার্কে সাইবার হামলা চালিয়ে সেখানে অনুপ্রবেশ ও গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয়েছে । Click This Link ইসরাইলের সশস্ত্র বাহিনী সাইবার হামলা ঠেকানোর জন্য কিছুদিন আগে একটি বিশেষ ইউনিট গঠন করেছিল বলে দৈনিক জেরুজালেম পোস্ট খবর দিয়েছে । কিন্তু হামাসের সাইবার হামলা ইসরাইলি সশস্ত্র বাহিনীর ওই উদ্যোগকে চ্যালেঞ্জের মুখোমুখি করল । শাবাশ হামাস , শাবাশ হিজবুল্লাহ ।
আসন্ন নিথর শরীরে সপ্নের ফুলগুলো সুগন্ধি বিলিয়ে যায় বন্ধ্যা উদ্যানে কখনও নির্বাক চেয়ে থাকে সপ্নগুলো ধরার মাঝে আমাদের শব শশ্মানে ।
চাটিকিয়াং রুমান বলেছেন : সিঙ্গাপুর থেকে দেশে ফিরলে চট্টগ্রামে আসার দাওয়াত রইল ।
গাজীপুর , ১২ জুলাই : গাজীপুর পৌরসভার এক কমিশনারের বাড়ির ছাদ থেকে ১৯টি তাজা গাঁজার গাছ ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ কমিশনার পুত্র রুহুল আমিন রাজিবকে ( ২৬ ) গ্রেফতার করেছে র্যাব । ভ্রাম্যমাণ আদালত মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে রাজিবকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও . . . বিস্তারিত »
ঘটনাটি পরীক্ষিত এবং রাতের বেলা বিরক্তিকর কলারদের হাত থেকে বাঁচার জন্য সর্বোত্তম ঔষধ ।
© সর্বসত্ত্ব সত্ত্বাধিকার সংরক্ষিত দশদিক ডট কম ২০১০ আমাদের সাথে আছেন ৬ জন পাঠক এডমিন লগিন
কর্তৃপক্ষের মতে , চাহিদার বিপরীতে অপর্যাপ্ত উৎপাদন এবং সরু সঞ্চালন লাইনের কারণে বিভিন্ন এলাকায় এ সমস্যা দেখা দিয়েছে । বাংলাদেশে প্রতিদিন গ্যাসের চাহিদা মোট ২৫০ কোটি ঘনফুট । এর বিপরীতে উৎপাদন প্রায় ২০০ কোটি ঘনফুট । ফলে ঘাটতি থাকছে ৫০ কোটি ঘনফুট গ্যাস ।
অধ্যাপক ড . মুহা . আবদুর রশীদ কার্যকরী সদস্য অধ্যাপক , ইসলামিক স্টাডিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় , ঢাকা
এরপর রোববার গভীর রাতে অপর এক অভিযানে পদ্মা নদী দিয়ে শরীরের ফেন্সিডিল বেঁধে পাচারের সময় ৩৫৭ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করে পুলিশ । আটককৃত আলী হোসেন কুস্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাবাজার চরের বাসিন্দা বলে লালপুর থানার ওসি জানান ।
সোমবার বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ( ১ ) এর বিচারক মো . বেলায়েতুল্লাহ এই দন্ডাদেশ দেন । এ সময়ে আদালত দন্ডাদেশ প্রাপ্ত প্রত্যেকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাভোগের নির্দেশ দেন ।
এর আগে শনিবার বিকেলে হরতালের সমর্থনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে । এতে অর্ধশত নেতাকর্মী আহত হন । আটক করা হয় অন্তত ২০ জনকে ।
সতীর্থ = একই গুরুর শিষ্য । ম্যারাডোনা গুরু , বাকিরা শিষ্য ।
ফোরামে পুলাপানের সংখ্যা বাড়তেছে কিন্তু পুস্টের সংখ্যা কমতেছে মুনে লয় । আর কমারই কথা । পরিবার পরিকল্পনা ( ফোরাম পরিকল্পনা ) নামক কোন চিজ আছে বইলাতো মনে হয়না কোথায় কি পরিকল্পনা করবেন , উল্টা দি পাতিকোডার পয়দা হয়া গেল এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে ফোরাম , সদস্যের জায়গায় সমন্বয়কে ভরপুর হবে । ফলাফল পুস্টের লাল বাত্তি । তাই এক্ষনে পরিবার পরিকল্পনার প্রয়োজন দেখা দিয়েছে
এক বিশালদেহী লোক আমাকে বলল , ' আমি ১০ ডলার বাজি ধরে বলতে পারি যে তুই মারা গেছিস । ' আমি তার সঙ্গে বাজি ধরতে সাহস পেলাম না ।
অজিত বলেছেন : নিজে নিজে বায়োলজির তত্ব বানায়ে স্যারের ঘুমানোর সুযোগে ক্লাসের নধ্যে চালায়ে দিতাম কি তত্ব সেইটা বলপ না , মুরুব্বিরা মাইন্ড করপে
খুলনা , ১১ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : খুলনার একটি আদালত ধর্ষণ মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড , ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে । একটি ধর্ষণ মামলার রায়ে . . . . বিস্তারিত পড়ুন »
মোহাম্মদ আসাদুজ্জামান জানান । উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জানান , গত বৃহস্পতিবার ৭ জুলাই সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ ফজলুল বারী অফিস থেকে বের হয়ে যান । এরপর দুপুর ১২ টা থেকে তিনি অফিসে না আসায় তার মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করেও ফোন বন্ধ থাকার বিষয়টি বিভাগীয় কর্তৃপরে নিকট জানানো হয় । কর্তৃপরে অনুমতিক্রমে ঐ দিন রাতে উখিয়া থানায় কৃষি অফিসারের নিখোঁজ হওয়া সক্রান্ত একটি সাধারণ ডায়রী লিপিবদ্ধ করা হয় । উল্লেখ্য যে , উপজেলা কৃষি কর্মকর্তা হৃদ রোগে আক্রান্ত হওয়ায় গত ৭ এপ্রিল তিনি উন্নত চিকিৎসার জন্য তিন মাসের ছুটি নিয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন । প্রায় ৩ মাস চিকিৎসা শেষে তিনি গত ৫ জুলাই কর্মস্থলে যোগদান করেন । তিনি হৃদরোগ , উচ্চ রক্তচাপ ও মানসিক নানা রোগে আক্রান্ত হয়ে প্রায় অসুস্থ থাকেন বলে তার সহকর্মীরা জানান । নিখোঁজ কৃষি অফিসার ফজলুল বারীর সন্ধান চেয়ে বিভিন্ন স্থানে খোজখবর নেওয়ার পরও সন্ধান মিলেনি । অবশেষে গতকাল ১১ জুলাই সোমবার সকাল ৭টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা সৈকত এলাকায় অচেতন অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এবং তার পকেটে থাকা বন্ধ মোবাইল ফোন চালু করে উখিয়া কৃষি অফিসে যোগাযোগ করেন । উখিয়া কৃষি অফিস থেকে চট্টগ্রাম বিভাগীয় অফিসের মাধ্যমে তাকে উদ্ধার করে চিকিৎসা সেবার পর সন্ধ্যানাগাদ তার নিকট আত্মীয়দের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে ।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ( এফবিসিসিআই ) সভাপতি জনাব এ . কে . আজাদ এবং জনাব আবদুর রহিম ওরাজ , বাংলাদেশে নিযুক্ত আফগানি রাষ্ট্রদূত - এর মধ্যে আজ ( ২৩ / ০৫ / ২০১১ ) এফবিসিসিআইতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ছবিতে এফবিসিসিআই সহ - সভাপতি জনাব মোস্তফা আজাদ চৌধুরী বাবু , এফবিসিসিআই - এর পরিচালক জনাব ওবায়দুর রহমান ও এফবিসিসিআই মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদকেও দেখা যাচ্ছে ।
পঞ্চগড় , ৬ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : অশালীন প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে জুতাপেটা করেছে এক বখাটে । একই সঙ্গে ওই ছাত্রীকে এসিডে পুড়িয়ে মারার হুমকি দেয়া হয়েছে । আজ বুধবার দুপুরে পঞ্চগড় শহরের . . . . বিস্তারিত পড়ুন »
এইটা উত্তর দিতে মনে আর একটা প্রশ্ন জাগছে পাহাড়ে বসবাস কারি সকল জনগন নিজেদের বাঙ্গালী ভাবে কিনা ? যদি না ভাবে তাইলে যারা না ভাবে তারা বাঙ্গালী হবার যোগ্য না । আর যদি নিজেদের বাঙ্গালী ভাবে তাইলে হাতে বন্ধুক নিয়া নিজের দেশের লোকের উপ্রে ক্যান গুলি চালায় ?
মেহেরপুর , ১২ জুলাই : " দেশের বায়ু , দেশের মাটি , গাছ লাগিয়ে করব খাঁটি " এবং " ফল বৃক্ষে ভরবে দেশ , বদলে যাবে বাংলাদেশ " এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুরে ১০ দিনব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে । এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসন , সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে । শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সামসুজ্জোহা পার্কে শেষ হয় । পরে বিভাগীয় বন কর্মকর্তা হুসাইন . . . বিস্তারিত »
রুমানা নির্যাতনঃ তুলসি পাতা কে ? 01 জুলাই 2011
বরগুনা , ১২ জুলাই : বরগুনার আমতলী উপজেলায় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ছয়জন পুলিশ আহত হওয়ার ঘটনায় প্রায় পাঁচ শতাধিক লোকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ । গত দু ' দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সরকারি কাজে বাধা , পুলিশ মারধরের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে । . . . বিস্তারিত »
বাজেট অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউল সরকার , নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম , সচিব মাহফুজ রহমান , ওসি মিজনুর রহমান , মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল আলম শাহন , আওয়ামীলীগ নেতা শেখ নুরুল ইসলাম , জহির উদ্দিন চৌধুরী সাহান , নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের সহ সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন । সভায় ৪ ' শ বছরের পুরাতন নবীনগরের ঐতিহ্যবাহী মঠটি সংস্কারের বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের পরামর্শে গতকাল উক্ত সংস্কার কাজ আরম্ভ করায় উপস্থিত সুধীজন পৌর প্রশাসক সহ প্রশাসনকে জানায় ।
এই পোস্টটা অনেকদিন আগে পড়েছিলাম । পড়া শেষে মন্তব্য করতে ভুলে গিয়েছিলাম । আপনার এই লেখাটি নিয়ে আমার অফিসের প্রজেক্ট ডেভেলপারের সাথে গল্পও করেছিলাম । আজ আবার আপনার ব্লগে বেড়াতে এসে চোখে পড়ল । তাই মন্তব্য রেখে গেলাম এবং অসাধারণ এই পোস্টের জন্য শত প্লাস দিলাম ।
আমার মালাটি চলিল গলায় লয়ে , চাহি তার পানে রহিনু অবাক হয়ে । সখী , ওলো সখী , ভাসিতেছি আঁখিনীরে - কেন সে এল না ফিরে !
বন্ধু তোরে ভালবাসি যেমন আমার মন মনের কষ্ট লুকাতে তাই পাইনা গহীন বন , তোর জীবনের জরা - খরায় ফোটে না ফুল মোর বাগিচায় তোর বাগিচায় উঠলে রে রোদ বসন্ত হয় ( এ ) ধূসর ধরায় ।
প্রেম হৈলো : তিন ক্লাসে পড়ার সময় ক্লাসমেট জোছনারে একখান চিঠি লেখা এবং সেই চিঠি শার্টের বুক পকেটে রাইখা দেয়া । এট্টু পর পর হাত দিয়া দেখা , সেই চিঠি ঠিকঠাক আছে কিনা । তারপর বড় ভাইয়ের হাতে ধরা খাওয়া এবং শারীরিকভাবে মাইর খাওয়া . . .
দূরিবে তিমির রাত রুধিবে কালোর হাত দেখাবে আধারে তির উচাবে জাতির শির ।
প্রোগ্রামিং » মোহাম্মদ রকিবুল হায়দার » ১০ জানুয়ারি , ২০১১ » 22 টি মন্তব্য » 1 , 069 বার দেখা হয়েছে
অজিত বলেছেন : কৌশিক ভাই আমারো ত তাই মনে হচ্ছে । রাজের এক্সপেরিয়ান্সের কথা জাতি জানতে চায়
কুরআন মজীদের অনেক আয়াতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম , বিশেষত আখেরি নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম - এর প্রতি ঈমান আনা এবং ঈমানের দাবিগুলো পূরণ করার আদেশ করা হয়েছে । তাঁদের মর্যাদা রক্ষা করা এবং কথায় বা আচরণে সব ধরনের গোসতাখি থেকে বেঁচে থাকার জন্য কঠিন নির্দেশ দেওয়া হয়েছে । নবীর অবমাননাকারীর ভয়াবহ পরিণতির কথাও কুরআন মজীদের অনেক আয়াত এবং অনেক সহীহ হাদীসে বিদ্যমান রয়েছে ।
সাধারণ লোক প্রচলিত মতের দ্বারাই প্রভাবিত হয় - রাজা রামমোহন রায়
পুলিশ জানায় , শনিবার রাত ১০টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া বাজার থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয়নগর নামকস্থানে কুষ্টিয়াগামী একটি মিনি বাস তাকে চাপা দেয় । গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঈশ্বরদী ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয় ।
ভোট দিয়েছেন ৭ জন | পোস্টটি ১ জনের ভাল লেগেছে | ৬ জনের ভাল লাগেনি
বিভৃতচারি , প্রচারবিমুখ , অভিমানি এই কবির জন্য আবেগের বৃষ্টি ঝরানোর মানুষ অগণন
২৫ জুন ( শুক্রবার ) : সুইজারল্যান্ড - হন্ডুরাস মাঠ : ফ্রি স্টেট স্টেডিয়াম ( ব্লোয়েমফন্টেইন০ ) , সময় : রাত ১২ . ৩০মিনিট
পাবনা , ১০ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : পাবনায় হরতাল চলাকালে পিকেটিং করার সময় আটককৃত ১৭ জনের মধ্যে ১১ জনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছে । ৬ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে । সদর থানার ওসি এনায়েত করিম জানান , ইসলামী অন্দোলন বাংলাদেশ ও ধর্মভিত্তিক ১২ রাজনৈতিক দলের ৩০ ঘণ্টা হরতাল চলাকালে পাবনার বিভিন্ন স্থান পিকেটিং ও মিছিল করার সময় জানমালের ক্ষতি সাধনের অভিযোগে পুলিশ ১৭ জনকে আটক করে দুপুর ৩টায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহি ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সাক্ষ্য - প্রমাণ শেষে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ এবং অপ্রাপ্ত বয়ষ্ক হওয়ায় ৬ জনকে ছেড়ে দেয়ার নির্দেশ দেন । দণ্ডপ্রাপ্তরা হলেন_ হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম , মনিরুল ইসলাম , মুক্তার হোসেনকে ১৫ দিন করে এবং ওবায়দুর রহমান , সাত্তার মোল্লা , মো . লিটন , মোতালেব সেখ , মো . রিপন , আশরাফুল , সাইদুর , আব্দুল্লাহ আল মামুনকে ৭ দিন করে কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন । সাজাপ্রাপ্তরা ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার বিভিন্নস্তরের নেতাকর্মী বলে পুলিশ জানায় । তাদের বাড়ি শহরের বিভিন্ন এলাকায় । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / সস / ১৫ . ৪৩ঘ . )
এমরান বলেছেন : হাসতে হাসতে লুঙি খুলে লেংটা হয়ে গেলুম তো
By প্রিয়রঞ্জন সরকার panchagarh দেখা হয়েছে : ০ বার শিক্ষা
মানুষ … . . এই শব্দটি আমাকে বড় আলোড়িত করে । > > মাহমুদা পারভীন
বরগুনা , ২৬ জুন ( মনির হোসেন কামাল / আমাদের বরিশাল ডটকম ) : বর্তমান সরকারের দিন বদলের সনদ ভিশন - ২০২১ এর বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী তৃনমূল পর্যায়ের মানুষের মধ্যে স্বাস্থ্য ও সামাজিক ইস্যুতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৫ জুন বিকেলে বরগুনা সিদ্দিক স্মৃতি মঞ্চে আলোচনা সভা , সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী করা হয়েছে ।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে । ।
শরীয়তপুর প্রতিনিধি : : শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে গত রোববার নির্বাচন সম্পন্ন হয়েছে । এর মধ্যে চারটি বিএনপি ও নয়টি আ . লীগ প্রার্থী নির্বাচিত হয়েছেন । এসব ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানগণ হলেন , ছয়গাঁও ইউনিয়নে কামরুল হাসান . . . . বিস্তারিত
* * এ পাঠাগারে এক লাখেরও বেশি হাতে লেখা সনদপত্র রয়েছে
৫ . ডঃ কাজি দীন মুহাম্মদ : অধ্যাপক বাংলাবিভাগ , ঢাকা বিশ্ববিদ্যালয়
পাবনা , ২৬ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : পদ্মা নদীর তলদেশে বালি চাপা অবস্থায় দুই জাহাজের সন্ধান পাওয়া গেছে । জেলার পাকশীর কাছাকাছি সাঁড়া বন্দর ও রায়টা ঘাটের অদূরে পানির নিচে ওই দুই জাহাজের . . . . বিস্তারিত পড়ুন »
লেখক বলেছেন : ছোটমির্জা , আসলেই সত্যি । বউর লগে অনেক মজার কান্ড হয় একটা পুষ্ট দিমু চন্তাইচি ভাল লাগসিল - চুট মিরজারে পাইয়া
গাজীপুর সংবাদদাতা : গাজীপুর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে শনিবার বিকালে বিােভ - সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । গাজীপুর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো . হোসেন আলীর সভাপতিত্বে জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত বিােভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর আবুল হাসেম খান ।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে মাইন অপসারণে নিয়োজিত ৭ কর্মীকে অপহরণের পর শিরোচ্ছেদ করা হয়েছে । গতকাল রোবব . . .
সেরা সাউন্ড রেকডিং : প্রীতম দাস ( লাভ , সেক্স অর ধোকা )
লেখক বলেছেন : প্রশ্নোরে অনেকদিন ব্লগে দেখা যায় নাই । এখন আবার দেখা যায়তেছে এটা আশার কথা । ভালই আছে বোধহয় । সাইফুর ভাই , তুঁই বালা আছোনি ?
বসন্ত রায় এ কথাগুলি বিশেষ কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করেন নাই - আপনা - আপনি বলিতেছিলেন ।
সাবিনা ইয়াসমিন স্পেশালাইজেশন : ব্রিডাল মেকআপ , পার্টি মেকআপ , হেয়ার রিবনডিং , হেয়ার শ্যাম্পু , হেয়ার ট্রিটমেণ্ট , পারমানেণ্ট আই ট্রিটমেন্ট , পেডিকিউর , মেনিকিউর সোলার নেইল , ফেসাল , মেসেজ , ইয়ার পিরসিং , হেনা অন হেড এণ্ড ফিড ৬ / ডি , ডি আই টি রামপুরা ঢাকা - ১২১৯ , বাংলাদেশ + ৮৮ - ০১৭১১৩২১২১৭ স্মৃতি খান স্পেশালাইজেশন : হেয়ার কাট , হেয়ার স্টাইলিং , হেয়ার কেয়ার , জয়েণ্ড পেইন , এরোমা থেরাপি , ১০০ % ওয়েলি মেসেজ , ডায়াবেটিস , হাই এণ্ড লো পেশার , আগামা পেরালাইসিস , ব্রিডাল মেকাপ , পার্টি মেকাপ , ব্লিচ , ট্রিটমেণ্ট ফেসাল , শেলটেক ছায়ানীড় , ১৪৮ , গ্রীন রোড , ঢাকা , বাংলাদেশ + ৮৮ - ০১৫৫২ - ৪৫৫০৭০ , ০১৭১১৯৮৩৯৮৩ মিসেস মদিনা খাতুন স্পোশালাইজেশন : ব্রিডাল এণ্ড পার্টি মেকআপ , ফেসাল , হেয়ার স্টাইল , মেসেজ , স্কিন এণ্ড বিউটি কেয়ার ৭৯ , কাজী নজরুল ইসলাম এভিনিউ ফার্মগেট , দোকান # ১১ , সৌদিয়া সুপার মার্কেট ঢাকা , বাংলাদেশ + ৮৮ - ০১৯১৩ - ২২৭৭৪৭ , ০১৭১৬৯৭৯৮৯১
ভোটে চহিয়া নয় মনের মত হলে সবাই ভোটে দিবে
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন , সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ , উম্মু আবিহা হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম ZiNdAbAd
তিনি বলেন , " সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণআস্থা বাতিল করার জন্য দেশে কোনো আন্দোলন সংগ্রাম হয়নি । দেশের কোনো জনগণ বিরোধীতা করেনি । তাহলে সংবিধান থেকে এ শব্দটি বাতিল করার কি প্রয়োজন ছিলো । আসলে সরকার মানুষের ইমান ধ্বংসের নীল নকশা হিসেবে এসব কাজ করছে । " তিনি বলেন , " সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা পুন : স্থাপন করা না হলে আন্দোলন চলতেই থাকবে । "
টঙ্গী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো . আব্দুল্যাহ আল আরেফিন জানান , মিলগেইট এলাকায় সোমবার ভোর পাঁচটা ৫৫মিনিটে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে । আগুন মুহুর্তে নিয়ন্ত্রনের বাইরে চলে যায় । আগুনে পাঁচটি গুদাম ও গুদামে থাকা গার্মেন্টের ঝুট থেকে তৈরি তুলা পুড়ে গেছে ।
প্রথম চার্জশিটভুক্ত ২২ আসামির মধ্যে বর্তমানে ১৪ জন কারাগারে রয়েছেন । তারা হলেন সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু , জঙ্গি নেতা মুফতি হান্নান , তার ভাই মফিজুর রহমান ওরফে অভি , আবুল কালাম আজাদ , শরিফ শহিদুল ইসলাম ওরফে বিপুল , মাওলানা আবু সাইদ ওরফে ডা . আবু জাফর , জাহাঙ্গীর আলম , মাওলানা আবু তাহের , হোসাইন আহমেদ ওরফে তামীম , মুফতি মইন উদ্দিন শেখ ওরফে আবু জান্দাল , আরিফ হাসান ওরফে সুমন , রফিকুল ইসলাম গাজী ওরফে সবুজ , উজ্জ্বল ওরফে রতন ও শাহাদাত উল্লাহ জুয়েল । পলাতক রয়েছেন আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন , ইকবাল ( ঝিনাইদহ ) , মাওলানা আবু বকর ( বরিশাল ) , খলিলুর রহমান ( মাগুরা ) , জাহাঙ্গীর আলম ওরফে বদর ( দোহার , ঢাকা ) ও মাওলানা লিটন ওরফে জোবায়ের ওরফে দেলোয়ার ( গোপালগঞ্জ ) । এছাড়া হুজির সদস্য আনিসুল মোরসালিন ও মহিবুল মোত্তাকিন ভারতের তিহার কারাগারে আটক রয়েছেন ।
জানা গেছে , গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত মৌলভীবাজার পৌর নির্বাচনে মেয়র পদে শ্রীমঙ্গল বিএনপি মনোনীত প্রার্থী মহসিন মিয়া মধু ৪ হাজার ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির বিদ্রোহী প্রার্থী তার চাচা আহাদ মিয়া । নির্বাচনে তার প্রাপ্ত ভোট ৩ হাজার ৬৭৮ । তৃতীয় হয়েছেন আ ' লীগ প্রার্থী এম এ রহিম । এর আগে ২০০৪ সালের পৌর নির্বাচনে চাচা আহাদ মিয়া ভাতিজা মধুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন । এবার ভাতিজা মধু জয়লাভ করে তার প্রতিশোধ নেয় । সূত্র মতে , গত ১৭ বছর ধরে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র পদটি রয়েছে চাচা ভাতিজার দখলে । এবারের মেয়াদ পূর্ণ হলে যার সময়সীমা দাঁড়াবে ২২ বছর । এর আগে পরপর ২ বার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন মহসিন মিয়া মধু । এবার নিয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন তিনি । শ্রীমঙ্গল পৌর এলাকায় এক ভোটার নাম প্রকাশ না করার শর্তে বলেন , চাচা ভাতিজার লড়াইয়ে নির্বাচনে সকল প্রার্থী কাবু হন । এবার এর সাথে যুক্ত হয়েছে আ ' লীগের অভ্যন্তরীণ কোন্দল । তা থেকে ফায়দা লুটেছেন ভাতিজা মধু । আ ' লীগের সাথে আঁতাত করে শেষ রক্ষা হয়নি বিএনপির বিদ্রোহী প্রার্থী চাচা আহাদ মিয়ার । উল্লেখ্য , চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদের নির্বাচনী এলাকা শ্রীমঙ্গল ও কমলগঞ্জে রয়েছে ২টি পৌরসভা । ২ পৌর নির্বাচনে মেয়র পদে আ ' লীগ প্রার্থী পরাজিত হন । বিজয়ী হন বিএনপি প্রার্থী ।
অজিত বলেছেন : তূর্য ভাই য়ের আইডিয়াটা বেস্ট । আজকের কুইজে তূর্য ভাই জয়ী ।
By আনিস প্রধান পঞ্চগড় দেখা হয়েছে : ০ বার যোগাযোগ ব্যবস্থা
লেখক বলেছেন : হুম , ঠিক বলেছেন ভালো থাকা হোক সবসময় . . .
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় ১৬টি ইউনিয়নের ফলাফল পাওয়া যায় । এতে চেয়ারম্যান পদে বিএনপি ১১ , জাসদ ৩ , আওয়ামীলীগ ১ ও জামায়াত ১টিতে বিজয়ী হয় । বেসরকারি ফলাফলে নির্বাচিত চেযারম্যানরা হচ্ছেন ১নং আমান উল্যাহপুরে আলমগীর হোসেন ( জামায়াত ) , ২নং গোপালপুরে গোলাম মোস্তফা ( বিএনপি ) , ৩নং জিরতলী . . . ( পুরো সংবাদ )
৩০ . আত - তাবাক্বাতুল কুবরা , ৮ম খন্ড , পৃঃ ৯৬ ; আল - ইছাবাহ , ৪র্থ খন্ড , ৮ম জুয , পৃঃ ১২৬ ; আল - বিদায়াহ ওয়ান নিহায়াহ , ২য় খন্ড , ৪র্থ জুয , পৃঃ ১৯৮ ; তারাজিমু সায়্যিদাতি বায়তিন নবুওয়াত , পৃঃ ৩৬৮ ।
[ দাদুভাই - র অসুস্থতার খবরে খুব - ই উদ্বীগ্ন হলাম ! তাঁর দ্রুত আরোগ্য কামনা করি ! আর পারলে তাঁর ফোন নাম্বারটা আমায় দিয়েন - যদি আপনার কাছে থেকে থাকে ! ]
চাঁদের আলো সিনেমা দিয়ে চিত্র জগতে প্রবেশ করা ওমর সানি এর আমি ব্যাপক ভক্ত ছিলাম কিন্তু । ওমর সানি আর সানি দেওল এদের ব্যাপার স্যাপার ই আলিদা । সানি দেওল গাদার সিনেমায় নলকুপ টুথপিক এর মত টান দিয়া তুইলা নিয়া মারামারি করে । ওমর সানি অবশ্য প্রেমিক পুরুষ । কবে জানি কোন সিনেমায় দেখলাম মৌসুমি আপা তার বিশাল দেহ নিয়ে ব্যাটমিন্টন খেলতেসিলেন । সানি ভাই সেখানে আসলেন । কি যে হইল বুঝুনাই সম্ভবত ওমর সানি গরীব মৌসুমী বড়লোক এই জাতীয় ঝামেলা । অমর সানি যে গরীব এটা বুঝানোর জন শার্টের তিনটা বোতাম খুলা । মৌসুমি ব্যাট দিয়ে অমরসানির বুকে বাড়ি দিল । অমর সানি মৌসুমির হাতে কিস করল । রোমান্টিক সিন হওয়ার কথা কিন্তু ব্যাপার দেখি হেভি সিরিয়াস । অমর সানির ডায়লগ , " ম্যাডাম , আমি গরীব হয়ে আপনার হাতে কিস করেছি ম্যাডাম । আপনি আপনার হাতটা এখন কেটে ফেলুন ম্যাডাম " । ভাল কথা অমর সানি কিন্তু ডায়লগ দেওয়ার সময় তার মাথা ১৪৫ ডিগ্রি কোন এ বাঁকিয়ে রাখে । এইটা কেন হয় ঠিক বুঝিনা । এম্নিতে সে ৯০ ডিগি এঙ্গেল এই থাকে । ডায়লগটা দেয় বাঁকিয়ে । আর বেশির ভাগ সিনেমাতেই সে গরীবেরন্ধু অসহায়ের সহায় থাকে কিন্তু চৌধুরী বংশ পাইলেই হইল । তার মাথা ঠিক থাকেনা । চৌধুরী বংশের নামে কলঙ্ক দেওয়ার জন্য সেই বংশের মেয়েদের হাতে কিস ( ! ! ) করে ।
১০ । আমাদের গ্রাম্য সালিশী বিচার : একাল ও সেকাল । ১১ । আমাদের গ্রাম পঞ্চায়েত । ১২ । আমাদের গ্রাম্য কুসংস্কার । ১৩ । আমাদের জনসেবা । ১৪ । মালনীছড়া চা বাগান ও হাড় - ং হুড় - ং সুড়ঙ্গপথ । ১৫ । ঝপ ঝপাঝপ পলো বাওয়া শুধুই রবে স্মৃতি হয়ে । ১৬ । পাঁচ পুরুষের ঈদ : লাক্কড় দাদা থেকে নাতী । ১৭ । প্রেম প্রীতি ভালোবাসা । ১৮ । জামাইবাড়ীতে ইফতারী আম কাঠলী খই চিড়া সন্দেশ । ১৯ । মদীনা মুনাওয়্যারায় ঈদ । ২০ । বিলুপ্তির পথে বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী ঢেকী । ২১ । সিলেটের আলীশান বাড়ী । ২২ । জিয়াফত : গ্রাম বাংলার আনুষ্ঠানিক ভুড়িভোজ উৎসব । ২৩ । আগ্রার তাজমহল : স্থাপত্যকলার এক অনুপম নিদর্শন । ২৪ । আমার কাঙ্খের কলসী । ২৫ । আগে কী সুন্দর খেইড় খেলাইতাম । ২৬ । হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ ইত্যাদিসহ আরও অনেকগুলো সাড়া জাগানো আর্টিকেল । এছাড়া কাব্যগ্রন্থে রয়েছে হাজারো কবিতা থেকে বাছাই করে মজার মজার একশত একটি কবিতার সংকলণ ' ' প্রেম প্রীতি ভালোবাসা ' ' ।
পাবনা , ২৬ জুন : পাবনার ফরিদপুর উপজেলার আরকান্দি গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৩০ জন আহত হয়েছেন । এ সময় ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে । রোববার দুপুরে এই সংঘর্ষে ঘটনা ঘটে । পুলিশ জানায় , সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচন নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল . . . . বিস্তারিত »
পশ্চিম পাগলা : চেয়ারম্যান প্রচারনায় যারা রয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুর হক ( আওয়ামীলীগ ) , নুরুল হক ( বিএনপি ) , জগলুল হায়দার ( আওয়ামীলীগ ) , মাহববুব আলম ( জাপা ) ও আফাজ উদ্দিন ( আওয়ামীলীগ ) উক্ত মোট ভোটার সংখ্যা - ১০ হাজার ২৯৮জন ।
মেহেন্দিগঞ্জ উপজেলার গ্রামগুলো হচ্ছে , দক্ষিণ আজিমপুর , গাগরিয়া , চরকেউটিয়া , বাহাদুরপুর , ছৈলা , চুনার চর , পূবৃপাড় ও কোলচর ।
তিনি খালি আমার নাম , বয়স , বিবাহিত কি না , শিক্ষাগত যোগ্যতা , পেট চালাতে কি করি - এই কটা শুনে খাতায় লিখলেন । ফর্মে নামের ঘরটা খুব ছোট বলে পোষাকি নামের মাত্র এক অংশ ধরানো গেল , এমনিতেই আমার পোষাকী নামটা ছোট , মোটে দুটি অংশে ভাগ , তারও অর্ধেক বাদ গেল শুমারিতে ।
মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে এক স্কুল ছাত্র নিহত হয়েছে । নিহতের নাম শুভ ( ১৫ ) । সে পাগলা হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে । এই ঘটনায় আহত হয়েছে নিহত শুভর ছোট ভাই পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র সোহাগ ( ১০ ) । সোহাগের ডান পা ও হাটুর নিচে গুলি লেগেছে । মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে । নিহতের মামা শামীম জানান , স্থানীয় মাদক ব্যবসায়ী আরিফ , সোহেল , মনির , সুমন , আলী হোসেন ও তার ভাই মনির রাত ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর বৌবাজার বটতলায় ইয়াবা বেচাকেনা করছিলো । ওইসময় র্যাবের একটি সাদা পোশাকের দল সেখানে হানা দেয় । এসময় মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি করলে র্যাবও পাল্টা গুলি ছোড়ে । দুই পক্ষের মধ্যে …
বাফুফের সহ - সভপাতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় গতকাল শনিবার সাংবাদিকদের জানান - রুবচিচ ক্রোয়েশিয়া যাওয়ার পর আমরা অনেক চেষ্টা করেও তার সঙ্গে কোনভাবেই যোগাযোগ করতে পারছিনা । তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি , তাও আমরা তার সঙ্গে কথা বলতে পারিনি ।
আমি সাইবার দুনিয়ার একজন অভিযাত্রী , সাইবার দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ানোই আমার হবি । ভাল লাগে প্রযুক্তি বিষয়ক লিখা পড়তে ও লিখতে . . .
লেখক বলেছেন : মোমিন ভালা আছত , কম দেহি ক্যা ?
দোষ প্রথমে সমাজের , তারপরে বাবার , তারপরে মার । বললেই হল নাকি মা বাচ্চাকে মেরে ফেলে । ফাউল পেচাল । সব তো ফালতু সমাজ ব্যবস্থার জন্যই । বাবা মা তাদের নিবিড় ভালবাসার ফসলকে এভাবে কখনই মারতে পারে না । যত দোষ সমাজব্যবস্থার । যাদের আমরা অতিভক্তি করি তাদের ।
এলাকাবাসী জানায় , বরগুনার আমতলী ও পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদী সাগর মোহনা এবং শারিকখালী গ্রামের ডোন নদীর সংযোগস্থলে সত্তর দশকে পানি উন্নয়ন বোর্ড বাঁধ ও ক্লোজার নির্মাণ করে । লবণ পানির হাত থেকে কৃষি জমি রক্ষায় এ বাঁধ ও ক্লোজার নির্মাণ করা হয় । তবে নব্বই দশকে একটি প্রভাবশালী মহল মাছ চাষ করতে নামমাত্র মূল্যে ইজারা নিয়ে বাঁধসহ ক্লোজার দখল করে নেয় । প্রভাবশালীরা ক্লোজার দিয়ে তাদের ইচ্ছামত নদীর লবণ পানি ওঠানামা করানোর কারণে কৃষি কাজ বন্ধ হয়ে যায় ।
একইভাবে রাত একটার দিকে ঐ গ্রামের সিদ্দিক লস্করের বাড়িতে অনুরূপ ডাকাতি হয় । এতে আহত আমির খান ( ৫২ ) কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় ।
কৃষি ও খাদ্যব্যবস্থার ওপর কোম্পানির বিপরীতে জনগণের সার্বভৌমত্ব রক্ষার লড়াই
আসামীদের মধ্যে সাইদ ও সোবহান পলাতক রয়েছে । এই মামলার প্রধান আসামী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় ।
সাব্বাস নিজাম । খুব ভাল লাগলো । এইতো আসছে । আরো হবে চেষ্টা চালিয়ে যাও ।
এক ভদ্রলোকঃ স্যার , আমার বউ হারিয়ে গেছে । ডাক্তারঃ এটা হাসপাতাল , এখানে বলে কোনো লাভ নেই । পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করুন । ভদ্রলোকঃ আসলে আনন্দের চোটে মাথাটা ঠিক কাজ করছে না ।
সকল নামায অবশ্যই কিবলাহ্ মুখি হয়ে পড়তে হবে , তবে মুস্তাহাব নামযের ক্ষেত্রে শুধুমাত্র ব্যতিক্রম এই যে , তা যদি কিবলাহ্ মুখি নাও হয় তাও সঠিক হবে । কিন্তু যদি কিবলাহ্ মুখি হয় তবে তার ছওয়াব অনেক বেশী ( তাহ্রিরুল ওয়াসিলাহ্ , পৃ . - ১১৩ , মাসয়ালা নং - ৬ ) ।
দিনাজপুর সদর হাসপাতালের সার্জন ডা . আমির আলী জানান , রাসায়নিক মিশ্রিত এসব ফল খেলে মানুষের পাকস্থলী , লিভার ও কিডনিতে মারাত্মক রোগে আক্রাত্ম হওয়ার ঝুঁকি থাকে ।
চেঙ্গিস খানঃ আধুনিক নৈতিকতার মানদন্ডে উত্তীর্ণ একজন মহান মানব । > > দাঁড়িপাল্লা
লেখক বলেছেন : এ , রহিম বলেছেন : আলিম আল রাজি বলেছেন : সাব্বাইরে দারুন স্মার্ট লাগতেছে ।
পাঠক ! আর কতদিন কাফিরদের তোয়াজ করবে ? আর কতদিন মুসলমানরা নাকে তেল দিয়ে ঘুমাবে ? এভাবে থাকলে সরকার ও মুসলমানদেরকে বিনা - হিসেবেই জাহান্নামে যেতে হবে ।
লেখক বলেছেন : ৪ বছরে এক বছর ফ্রী পাইছেন . . . সেই তো বেশি
সূত্র : দৈনিক আমাদের সময় , ১৯ মাঘ ১৪১৭ / ০১ ফেব্রুয়ারি ২০১১
এস এম নাজমুল হক ইমন , বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে জমিজমা বিরোধ নিয়ে সতীনের ছেলে কর্তৃক মা জাহানারা ( ৫০ ) ও মেয়ে সোরাইয়া ( ৭ ) কে গলাটিপে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে । শনিবার গভীর রাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খোন্দকার টোলার মুন্সীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে । পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে । নিহতের ভাই খলিলুর রহমান জানান , খোন্দকার টোলার মুন্সীপাড়া এলাকার সোলাইমান তার ১ম স্ত্রী মারা যাওয়ার পর ২য় স্ত্রী জাহানারাকে বিয়ে করে । বিয়ের দীর্ঘদিন পার হলেও জাহানারার কোন সন্তান ছিল না । এদিকে সোলাইমানের ১ম স্ত্রীর একটি ছেলে হয় জাহিদ হোসেন । ছেলের বিয়ের পর সোলাইমান তার সমস্ত সম্পত্তির অংশ ২য় স্ত্রী ও ১ম স্ত্রীর ছেলের নামে ভাগাভাগি করে দেয় । গত ৮বছর আগে সোলাইমানের মৃত্যুর পর জাহানারার কোন সন্তান না থাকায় সোরাইয়া নামের একটি কন্যা সন্তানকে লালন পালন করতে থাকে । সোরাইয়া খোন্দকার টোলা প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী ছিল বলে জানাগেছে । এদিকে উক্ত বাড়ি এবং সম্পত্তির অংশ সতীনের ছেলে জাহিদ ও তার স্ত্রী জেসমিন নিজের করে নেওয়ার জন্য জাহনারার সাথে বিবাদ চালিয়ে আসছিল । এরই জের ধরে শনিবার দুপুরে মা ও ছেলের সাথে কথাকাটাকাটি হয় । রোববার সকালে জানতে পারি আমার বোন ও তার পালিত কন্যা সোরাইয়াকে গলাটিপে হত্যা করেছে । এ ঘটনায় শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান , মা ও মেয়েকে গলাটিপে হত্যা করা হয়েছে । তবে নিহতের ভাই জানান জমিজমা নিয়ে এ ঘটনা ঘটতে পারে ।
Download XML • Download text