Text view
bpy-44
View options
Tags:
Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.
নড়াইল প্রতিনিধি : নড়াইল পৌরসভার সহকারী প্রকৌশলী আলাউদ্দিন মিনাকে দুদকের মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে । গতকাল রোববার ( ২৬ জুন ) নড়াইলের বিশেষ আদালতে তিনি জামিনের আবেদন জানালে আদালতের বিচারক মোঃ সায়েদুর রহমান আবেদন নামঞ্জুর করে আলাউদ্দিনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন ।
ভারতের এক মওলানা সালমান খানের বিরূদ্ধে ফতোয়া জারি করেছে । এর কারণ সম্প্রতি সালমান খান তার বাড়িতে গনেশ পূজা করেন এবং তার মুম্বাইয়ের বড়েলিতে সবচেয়ে বড় গনেশ পূজা মন্ডপে যান । এই ঘটনা ভারতীয় চ্যানেলগুলোকে প্রচারিত হয় । এই ঘটনায় উক্ত মওলানা ক্ষেপে গিয়ে তার বিরূদ্ধে ফতোয়া দিয়ে বলেন তাকে তওবা করতে হবে এবং পুনরায় কলেমা পড়ে মুসলমান হতে হবে । উল্লেখ্য সালমান খান পরিবারকে ধর্ম নিরপেক্ষ পরিবার বলে গণ্য করা হয় । তারা মুসলমান ও হিন্দু দুই ধর্মের অনুষ্ঠানগুলোই পালন করেন । সালমান খানের ছোট ভাই আরবাজ খান হিন্দু ধর্মাবলম্বী মালাইকা আরোরাকে বিয়ে করেছেন । তাছাড়া তার পরিবারে দত্তক নেয়া বোন অর্পিতা হিন্দু বলে শুনেছি । তাছাড়া সালমান খানই একা নন । শাহরুখ খান ও তার হিন্দু ধর্মাবলম্বী স্ত্রী গৌরী খানও দুই ধর্মের রীতিনীতিগুলো পালন করেন ।
চলছে আমার আধুনিক যুগের ডিজিটাল সংসার ! পল্লীবিদ্যুতে চাকরীর সুবাদে নীলফামারী হতে মানিকগন্জে বদলী হয়ে আসলাম । মানিকগন্জ শহররে প্রায় পুরোটাই পল্লীবিদ্যুতের আওতায় । গ্রাহক প্রায় ১ . ৬০ লক্ষ । পুরো শহরে গ্যাস আছে । মানিকগন্জ পল্লীবিদ্যুতের সদর দপ্তর মূলজান নামক জায়গায় । ফাইবার অপটিক ক্যাবলের মতো আমার মানিকগন্জ পল্লীবিদ্যুতের ( সদর দপ্তর ) ওপার ( রাস্তার পাশে ) দিয়ে গ্যাস লাইন চলে গিয়াছে ; অথচ মানিকগন্জ পল্লীবিদ্যুতের ক্যাম্পাসে গ্যাস নাই । গতকাল মানিকগন্জ পল্লীবিদ্যুতের আসার পর রান্না করা সম্ভব হয় নাই হিটার / গ্যাস না থাকার কারনে আজ হিটার ঠিক করলাম , কিন্তু অপারেট করতে ভয় লাগার কারণে কারী কুকারে তরকারী রান্না করা হলো । ভাত রান্না হলো রাইস কুকারে । কারী কুকারে তরকারী রান্না করার সময় মনে হলো যে এটাতো অনেকটা মাটির চুলায় রান্নার মতোন । আসবাব পত্র কম থাকার কারণে ড্রইং রুমেই কারী কুকারে তরকারী রান্না হলো । আমার উপলব্ধি আমার এখানে গ্যাস নেই তো কী হলো , আমি তো বর্তমান সরকারের ডিজিটাল যুগের সুচনাতে সাহায্য করছি চুলা ছাড়া কাজ চলছে , চলছে আমার আধুনিক যুগের ডিজিটাল সংসার !
ঘরে গিয়ে দাসী হাত থেকে আর কুলো নামাচ্ছে না । রানী তখন থালা হাতে করে রাজার জন্যে ভাত বাড়ছিলেন । দাসীকে দেখে তিনি হেসে বললেন , ' দাসী , তোর হয়েছে কি ? কুলোটা হাত থেকে নামাচ্ছিস নে কেন ? '
সিডি নিউজ২৪ . কম , খাইরুজ্জামান সেতু , চুয়াডাঙ্গা ১১ জুলাই : চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ৮ নং ওয়ার্ড . . . বিস্তারিত »
ঢাকা , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : অসুস্থ অবস্থায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রখ্যাত বাউলশিল্পী আবদুর রহমান বয়াতী । প্রবীণ এ শিল্পীর চিকিৎসার জন্য পাশে এসে দাঁড়িয়েছেন সঙ্গীত ভুবনের নানা শাখার ব্যক্তিবর্গ ও চ্যানেল আই । আজ বুধবার রহমান বয়াতীকে দেখতে যান কণ্ঠশিল্পী দিলরুবা খান , মোহাম্মদ খুরশীদ আলম , ফরিদা পারভীন , আকরামুল ইসলাম , সঙ্গীত পরিচালক শেখ সাদী খান এবং চ্যানেল আই ' র পক্ষে সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শহিদুল আলম সাচ্চু । তারা চিকিৎসার জন্য রহমান বয়াতীর হাতে ১ লাখ টাকা তুলে দেন । ( শীর্ষ নিউজ ডটকম / এমএইচ / এনডিএস / ২২ . ৩০ ঘ . )
অর্থ : " তোমরা পরস্পর পরস্পরকে যেভাবে সম্বোধন করে থাক , সেভাবে তোমাদের যিনি রসূল হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম , উনাকে সম্বোধন করো না । " ( সূরা নূর - ৬৩ )
বাংলাদেশ আনসার : মিনা খাতুন , তৃষ্ণা চাকমা , সুইনু চিং মারমা , ফারহানা খাতুন , কবিনা চাকমা , রূপালী চাকমা , সাইনু মারমা , লুবাই চিং মারমা , অং ম্রা চিং মারমা , সুইনু প্রু মারমা , রওশন আরা ।
অর্থঃ ( ( অতঃপর শিঙ্গায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সকলেই স্কান্ধ উচু করবে । অতঃপর সকলেই জ্ঞানহারা হয়ে পড়ে যাবে । তার পর আল্লাহ হালকা বৃষ্টি বর্ষণ করবেন । বৃষ্টি হতে মানুষের দেহ তৈরী হবে । তার পর সিঙ্গায় দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথেই সকলে দাঁড়িয়ে তাকাতে থাকবে । ) ) [ মুসলিম ]
সময়টা বড় বেশি খারাপ যাচ্ছে । গত বুধবার বিকেলের পর থেকে আমি ছিলাম নারায়ণগঞ্জে । ছোট বোন আর ছোট ভাইয়ের বৌও গিয়েছিল সেখানে বৃহস্পতিবার । শুক্রবার আমার শ্যালকের বিয়ের রিসেপশন । এর আগের শুক্রবার বিয়ে হয়েছে ।
ইসলামী আন্দোলন জেলা শাখার সেক্রেটারি গাজী নিয়াজুল করিম বলেছেন , " হরতাল শান্তিপূর্ণভাবে হচ্ছে । সকাল সাড়ে ১০টা পর্যন্ত আমরা পথে ছিলাম । "
এলা এলায় মজতাম । এইটার অর্থ বুঝতে পারিনাই । মোটামোটি ভালই হইছে
সহচর বলেছেন : সরি ভাই , দঃখে আছি , তাই মাথার চান্দি একটু গরম । আপ্না লোক চিনলাম না ! ! ! ! আফসুস সময় মতো যদি সঠিক লোকরে চিনতাম তাইলে কি আমার আইজকা এই দশা হইত ? ? ? ? ? সরি ভাই
By ওসমান গনি রাজশাহী দেখা হয়েছে : ০ বার বিবিধ
রংপুরের মাহিগঞ্জ তিনমাথা এলাকায় শুক্রবার দুপুরে রংপুর - কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে । এতে চালকসহ দুইজন আহত হন । আশঙ্কাজনক অবস্থায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : শরীফুন্নেছা , সম্পাদক : খালেদ সাইফুল্লাহ সোহেল , ব্যবস্থাপনা সম্পাদক : খায়রুল আলম , বার্তা সম্পাদক : শহীদুল ইসলাম পলাশ , সম্পাদক কর্তৃক কালীবাড়ি মার্কেট থেকে প্রকাশিত ও রুমা প্রিন্টিং প্রেস , স্টেশন রোড , কিশোরগঞ্জ থেকে মুদ্রিত । মোবাইল : ০১৯১৫ - ৫৬৮৩১৪ , ০১৭২৯৬৩৫০৭৩ , ০১৭১৬ - ৫৪৫৬৫৪ , ০১৭১১ - ৪৩৯৪৯৯ , ই - মেইল : dailykishoregonj @ yahoo . com
এই দশটা গানের মধ্যে আমার কাছে সবচেয়ে ভাল লাগে জন লেনন - এর ইমাজিন গানটা । এত সহজ , সুন্দর এবং অর্থবহ লিরিক - সমৃদ্ধ গান আজকাল আর শোনা যায় না । পৃথিবীর মানুষগুলো যদি তার মত করে চিন্তা করতে পারত , তার মত সপ্নবাজদের দলে ভীড়ে যেতে পারত তাহলে পৃথিবীকে আসলেই বেহেশ্ত বানানো যেত । ডাউনলোড করার জন্য ধন্যবাদ । আপনার প্রিয় কোনো গান শেয়ার করতে পারেন ।
বিভিন্ন মিডিয়ার মতে তিনি ছিলেন ' ওয়ার লর্ড ' । এছাড়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মদদপুষ্ট প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং দেশের প্রধান মাদক চোরাচালানকারী হিসাবেও সুপরিচিত । তার হত্যার ঘটনায় , কান্দাহার পুলিশ তাৎক্ষণিক ব্যাবস্থা গ্রহণ করেছে । বলা চলে তাণ্ডব বইয়ে দিয়েছে কান্দাহারে ।
সীতারাম যতই অনুরাগের ভান করিতে লাগিল , রুক্মিণী ততই ফুলিয়া উঠিতে লাগিল । তাহার আপাদমস্তক রাগে জ্বলিতে লাগিল - - সীতারাম যদি তাহার নিজের মাথার চুল হইত , তবে তাহা দুই হাতে পট্পট্ করিয়া ছিঁড়িয়া ফেলিতে পারিত । সীতারাম যদি তাহার নিজের চোখ হইত , তবে তৎক্ষণাৎ তাহা নখ দিয়া উপড়াইয়া পা দিয়া দলিয়া ফেলিতে পারিত । চারিদিকে চাহিয়া দেখিল কিছুই হাতের কাছে পাইল না । দাঁতে দাঁতে লাগাইয়া কহিল , " একটু রোসো ; তোমার মুণ্ডপাত করিতেছি । " বলিয়া থর্থর্ করিয়া কাঁপিতে কাঁপিতে বঁটির অন্বেষণে পাশের ঘরে চলিয়া গেল । এই কিছুক্ষণ হইল - - সীতারাম গলায় চাদর বাঁধিয়া রূপক অলংকারে মরিবার প্রস্তাব উত্থাপিত করিয়াছিল , কিন্তু রুক্মিণীর চেহারা দেখিয়া তাহার রূপক ঘুরিয়া গেল এবং চৈতন্য হইল যে সত্যকার বঁটির আঘাতে মরিতে এখনো সে প্রস্তুত হইতে পারে নাই , এই নিমিত্ত অবসর বুঝিয়া তৎক্ষণাৎ কুটিরের বাহিরে সরিয়া পড়িল । রুক্মিণী বঁটিহস্তে শূন্যগৃহে আসিয়া ঘরের মেজেতে সীতারামের উদ্দেশে বার বার আঘাত করিল ।
বাগেরহাট , বাংলাদেশনিউজ২৪x৭ . কম বাগেরহাট শহরের রেল রোডস্থ নিউ মেডিসিন কর্ণার নামের একটি ঔষধের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে । অজ্ঞাত চোরেরা রবিবার দিনগত রাতের যে কোন সময়ে ওই দোকানের টিনের চাল কেটে দোকানে প্রবেশ করে ড্রয়ারে থাকা নগদ ৮ / ১০ হাজার টাকা ও নোকিয়া মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় । তবে কোন ঔষধ চুরি হয়নি বলে দোকানের মালিক খন্দকার খোকন জানান । সোমবার সকালে এ খবর পেয়ে সদর থানার এসআই সেলিম দোকানটি পরিদর্শন করেছেন । এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় বাগেরহাট সদর থানায় কোন মামলা হয়নি বলে কর্তব্যরত ডিউটি অফিসার জানান । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / প্রতিনিধি / এসএ .
আমার একটু সাহায্য লাগত যদি আরকি আমি বহুত টেরাই করলাম কিন্তু আমার ব্লাকবেরি ফোনে নাগরিক ব্লগের কিছুই দেখা যায় না বাংলা ফন্ট তো নাইই রাইত বারোটা পর্যন্ত লাপটপ খোলা রাখতে পারি কিন্তু বারোটার পরে খোলা রাখলে রুমের অন্য লোকজন মাইর দিতে পারে তাই ডরে ভয়ে বন্ধ কইরা ফোনে নাগরিক ব্লগ খোলার চেষ্টা করতেসি সেই উন্নিসু তিপ্পান্ন সাল থেইকা দয়া কইরা যদি একটু হেল্প করেন আমগো দারওয়ান ভাইতো মনে লয় গিয়ান গুনে অন্যন্ন যদি কোনো টিপস আরকি . অপেরা মিনি ৬ এবং ৪ দিয়া ট্রাই মারছি বোল্ট দিয়েও মারছি কোনো কম হয় না
দরিদ্র সার্ভার মনে হয় সবচাইতে দ্রুত গান আপলোড করে , নতুন গান সবার আগে পাওয়া যায় , কিন্তু ডাউনলোড রিজিউম সাপোর্ট করে না , মূর্ছনাও করে না , অদেখা করে । বাকি ২টা সার্ভার আমার পছন্দ না , নতুন গান তাড়াতাড়ি পাওয়া যায় না , তবে পুরান গান রিজিউম সহ নামানো যায় । নতুন যোগ করলাম মশলা . . . রিজিউম সাপোর্ট করে , কালেকশনও ভালা ; )
( ডা . সজল আশফাক ) নাক কান ও গলা শরীরের এই তিনটি অঞ্চলে বিভিন্ন ধরনের রোগব্যাধি হতে পারে । সাধারণ হাঁচি - সর্দি থেকে শুরু করে গলার ক্যান্সার সবই রয়েছে এই তালিকায় । স্বল্পপরিসরে সেইসব রোগের কয়েকটি সম্পর্কে ধারণা দেয়া হল ।
মওলানা ফজলুল করিম , সাং - বিসিউড়া , থানা - নেত্রকোনা সদর , নেত্রকোনা । জামায়ত নেতা
সহমত , ইয়ানূর টা আবার কে ? রাকিবুল ভাই , আপনি এত হতাশ হবেননা , আসলে আপনার এই আপডেটেড খবরটা এই মাত্রই খেয়াল করলাম ।
মহামান্য আদালত , আমি নিশ্চিত এ আমার পূর্ব জন্মের পাপ । চলমান জনমে আমি এমন কোন অপরাধ করিনি যে অদেখা ঈশ্বর আমাকে এরকম শাস্তি দিয়ে যাবেন । এখনকার এই আমি খুব সাধারণ একজন মানুষ , অনেক মানুষের চেয়ে কম পাপ করেছি বলে জানি । তবুও ঈশ্বরের অভিশাপ আমার উপর । আমি হলফ করে বলছি - এ নিতান্তই অন্যায় ! এ আমার উপর গুরুদন্ড । আপনারা অনেকেই হয়তো জানেন - আমি তেল চর্বিযুক্ত খাবার বেশি পছন্দ করি না । মাঝে মাঝে পোলাও খেতে ভালোবাসি । সাকী - শরাবে কোন আগ্রহ নেই । খুব আরাম করে ঘুমাতে ভালো লাগে । অথচ , মহামান্য আদালত - আপনি জানেন না - আমি ইদানিং অনেক রাত না ঘুমিয়ে কাটাই । ঈশ্বর জানতেন - আমি স্বপ্ন দেখতে ভালোবাসি , তাই তিনি আমাকে কেবল দুঃস্বপ্নের মাঝে ফেলে দেন । আর আমি গড়াগড়ি দিই । এ বিরাট অন্যায় আচরণ । নষ্ট মানুষরা আমাকে পুল সিরাত পার হতে দেখে হাততালি দিবে - মহামান্য আদালত - আমি এতো কষ্টের ভার নিয়ে কিভাবে পুল সিরাত পার হবো ? আপনি জানেন - অনেকগুলো বিষণ্নতার ভার আমি বয়ে চলেছি , অনেকগুলো আকাঙ্খা আমাকে পেছন থেকে ধাককা দিচ্ছে । প্রচন্ড রোদে আমি পুড়ে যাচ্ছি , মহামান্য আদালত - আপনি দেখছেন - কিন্তু কথিত অন্তর্যামী ঈশ্বর দেখতে পাচ্ছে না । মহামান্য আদালত , আপনি নিশ্চয় মোহসেন আলী , টিনা গাজী , আসমতউলাহ মাঝি - দের নাম শুনেছেন , কিন্তু দেখেন নি । আমি ও দেখিনি । অথচ আপনার মতো - আমিও জানি - উনারা আমার পূর্ব পুরুষ । আমি আরো জানি - তাঁরা আমার চেয়ে বিশুদ্ধ মানুষ ছিলেন । আমি নিশ্চিত - তাঁদের কোন পাপের ফল আমি ভোগ করছি না । উনাদের নীল রক্ত আমাকে অহংকারী করেছে , আভিজাত্য দিয়েছে ; আমি তাঁদের কাছে ঋণী ! অতএব আসুন আমরা নিরাপদ জানি - এ আমার পূর্বপুরুষের পাপ নয় । আমি আবারো বলছি - ইয়োর অনার - এ আমার পূর্ব জন্মের পাপ । হয়তো আমি কোন ধর্মজাযক ছিলাম । কোন এক বিকেলে স্নিগ্ধ স্নাত নান - কে দেখে আমার চোখদুটো লোভী হয়ে উঠেছিল । হয়তো বা আমি কোন শুদ্ধ মহামানব ছিলাম । আশ্রমের সামনের অনাথ শিশুকে আমি অবহেলা করে ভুল করেছি । হতে পারে আমি কোন - সমুদ্রগামী জাহাজের নাবিক ছিলাম । নিজের ভুলে জাহাজ ডুবিয়ে মৃতদের অভিশাপ নিয়ে আজকের এই অভিশপ্ত আমি । যা - ই হোক না কেন , এ আমার পূর্ব জন্মের পাপ । এ অস্থির জীবন একদিন শেষ হবে , আমি জানি - আপনিও জানেন - আমি আবার জন্ম নেবো । আমার এই পরাজিত আনা - কড়ি - পাই নিয়ে আমিকি আবারো মানুষ হবো ? মহামান্য আদালত , আপনার কাছে আমার একান্ত আর্জি - আপনি ঈশ্বরের কাছে বলুন , আমার সমস্ত সত স্বত্তার দোহাই লাগে , আপনি বলুন - আমি যেন পরজন্মে মানুষ না হই । টিকটিকি হতে রাজী আছি মহানন্দে । ইব্রাহিম নবীর আগুনে ফুঁ দেয়ার অপরাধে কামেল মানুষরা আমাকে মারতে চাইবে , আমি দেয়ালে দেয়ালে দৌড়ে বেড়াবো , হয়তো একদিন কামেল কোন মানুষের ঈমাণী যোশে খুন হয়ে যাবো । তবুও মহামান্য আদালত - সে অনেক শান্তি । পরজন্মে আমি মানুষ হতে চাই না । মানুষ হলে - আমি অন্য মানুষকে ভালোবাসতে চাইবো । স্বজনদের কাছে রাখতে চাইবো , বন্ধনে জড়াতে চাইবো । এখন এ সবই অপরাধ , সবই ভুল , মানুষ জীবন খুব নির্মম - ইয়োর অনার - আমায় ক্ষমা করবেন , আমি মিসফিট সৃষ্টি হয়ে আসতে চাই না আর । মহামান্য আদালত - আমি করজোড়ে প্রার্থনা করছি , আপনি একবার ঈশ্বরের কাছে বলুন - - -
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » সফটওয়্যার » হারিয়ে যাওয়া ফাইল রিকভার করুন কোন ঝামেলা ছাড়াই ! ! ( না দেখলে মিস করবেন )
পানি উন্নয়ন বোর্ডের উপ - বিভাগীয় প্রকৌশলী মো . আমজাদ হোসেন বলেন , পদ্মার ভাঙনের চিত্র সরেজমিন পরিদর্শন করা হয়েছে । এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে তিনি জানান ।
১ । এর বেশি ভালোবাসা যায় না - শিমুল মুস্তফা ২ । না বলা ভালবাসা - বিপাশা হায়াত ৩ । বন্ধু না বন্দনা - শিমুল মুস্তফা ৪ । সুন্দর সমাপ্তি - আরমান পারভেজ ৫ । রাত্রি এনে দিব - শিমুল মুস্তফা ৬ । বিদায় - আরমান পারভেজ ৭ । কতদিন - শামস্ সুমন ৮ । কিছু কথা কিছু স্মৃতি - শারমিন লাকি ৯ । তুমি জানবেনা কোনদিন - শিমুল মুস্তাফা ১০ । দুঃখিনি মা - বিপাশা হায়াত ১১ । অবুঝ খোকা - শিমুল মোস্তাফা ১২ । বনের পাখি - আরমান পারভেজ ১৩ । প্রশ্ন - বিপাশা হায়াত ১৪ । ছবি আঁকি - শিমুল মুস্তাফা ১৫ । মানুষ বড় একা - শামস্ সুমন ১৬ । যতটা কাছে এলে - শামস্ সুমন ১৭ । আমি চাই - জাহিদ আকবর ১৮ । স্বপ্ন বিলাসী - শারমিন লাকী ১৯ । সাতকাহন - শামস্ সুমন ২০ । একটা কথা - জাহিদ আকবর ২১ । সূর্যমুখী হাসি - শারমিন লাকী ২২ । দুঃখ ভোলার দিন - আরমান পারভেজ সম্পূর্ণ এলবাম ডাউনলোড
সহীহ সনদে ইমাম আবু হানীফা রাহ . থেকে যে নীতিমালা উল্লেখিত হয়েছে তার সারকথা এই -
ঢাকা , ১১ জুলাই : পাবনা ও নড়াইলে দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে । রোববার ও সোমবার এই ঘটনা দুটি ঘটে । এ ব্যাপারে পাবনা ও নড়াইল প্রতিনিধি সূত্রে জানা যায় , পাবনার সাঁথিয়া উপজেলার আলোকদিয়ার কাশিপুর গ্রামে সোমবার ভোরে চরমপন্থী সন্ত্রাসীরা হবু সরদার ( ৫৮ ) কে . . . . বিস্তারিত »
চে গুয়েভারা ২ বলেছেন : কালা চিতা অর্ধেক সহমত ।
নানান উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়ে গেলো Beauty of Web শীর্ষক phpXperts এর সেমিনারটি । আমার প্রেজেন্টেশন ছিলো Professionalism Inside Out সেটা এখানে শেয়ার করলাম …
কত দ্রুত কত কী ঘটে যায় , সম্রাটের বোনদের মত আর কাউকে যেনো ভাইহারা হতে না হয় এইটাই চাই । ধন্যবাদ ফাহিম ভাই ।
যাকে জিজ্ঞেস করতাম সেও আমার চেয়ে নিশ্চিন্ত [ নিশ্চিত ? ] ছিল না । তবু উত্তর দিত - ' মনে হচ্ছে সত্যি । মনে হচ্ছে এবার সত্যিই পালে বাঘ পড়ল ' … কেউ একজন জানাতেন - ' এসকল কয়েদীকে সেদিন বক্সায় পাঠিয়ে দেয়া হল ক্যাম্পটা তৈরী রাখার জন্যে … ' ।
মহিলাঃ সর্বাবস্থায় তাকবীর দুআ , ক্বিরাত সব কিছুই চুপে চুপে পড়িবেন ।
তোমরা হুনছো নি ? ? ? ? কি একখান কাম কইরা হ্যালাইছি ! ! ! ! আমার নাম সাইফ দি বস । আমি সত্যই যে বস তা আইজকা প্রমাণ করলাম । লিনাক্সরে কি জুতাডাই না মারলাম ! ! ! ! কি কামডাইনা করলাম ! কারে জুতা মারলাম ! ! ! ! আমগো আঠারোগুষ্টির শত্রু । লিনাক্স যারা বানায় হ্যারা কি মাইনষের জাত ? মানুষরে ফ্রী জিনিস দ্যায় । সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলাইয়া খাটতাছে । কুনু লাভ চায় না । কত্তবড় আহাম্মুক । রক্ত পানি কইরা এরা দিনের পর দিন খাটতাছে খালি মাইনষের জন্যে । আমরা কি হ্যাগো কুনুদিন ভালা কমু ? ? আমরা কি এত্তবড় অকৃতজ্ঞ ? আর আমরা কি এতোই খারাপ যে এইডা কমু " কষ্ট কইরা বানাইয়া ফ্রী দিছে এইডাইতো বেশী " ? আমরা এর হাজারডা খুইত বাইর কইরা ছাড়ুম । হ্যারাতো আমগো আঠারোগুষ্টির শত্রু । আর বিল্লু কাকা তো আমগো আঠারোগুষ্টির শ্বশুর । তার দালালী করমুনা তো কার দালালী করমু ? হে আমগো বাশ দিলেও মিডা লাগে । হ্যার কাছ থেইক্কা ডলার দিয়া কিনা লাগে তাও আমরা হ্যার খুইত ধরিনা । লিনাক্সওয়ালারা ফ্রী দ্যায় , নিজেগো স্বার্থ দ্যাহেনা তাও আমরা তাগো হাজারটা খুইত ধরি । দ্যাখছ আমরা কত্ত ভালা মানুষ ! ! ! লিনাক্সরে জুতা মারছি ! ! ! কি ভালা কামডাই না করছি ! ! ! আমার নাম সাইফ । সাইফ দি বস ।
এটা ব্যাপারটা আমার জানা ছিলো না । শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ।
টঙ্গীবাড়ী থেকে মোজাফফর হোসেন ঃ টঙ্গীবাড়ীতে তালইকে খুন করে হার্ট এ্যাটাকে পুত্ররার মৃত্যূ হয়েছে । গতকাল সোমবার টঙ্গীবাড়ী উপজেলার সেরজাবাদ গ্রামে এ ঘটনা ঘটে । জানা গেছে , সেরজাবাদ গ্রামের মৃত সোনা মিয়া মোল্লার ছেলে রহিম মোল্লা ( ৪৫ ) কিছুটা মানষিক ভারসাম্যহীন ছিলো । অভাবের তাড়নায় তার স্ত্রী চলে গেলে আরো বেশি মানষিক ভারসম্যহীন হয়ে পড়ে । তার বড় ভাই মৃত শাহজাহান মোল্লার শশুর উপজেলার পুড়া গ্রামের মোঃ ফজলুল রহমান ( ৮৫ ) মেয়ের জামাতা বেঁেচ না থাকায় দির্ঘদিন যাবৎ মেয়ের সংসারের ভাল মন্দ দেখা শুনা করে আসছেন । এ বিষয়টি রহিম মোল্লার কাছে ভালো না লাগায় , সে ক্ষিপ্ত হয়ে গতকাল ভোর ৫ টায় ঘুমান্ত অবস্থায় ধাড়ালো ছুড়ি দিয়ে মোঃ ফজলুল রহমানকে জবাই করে হত্যা করে পালানোর সময় বাড়ীর লোকজনের চিৎকারে ভীত হয়ে হার্ট এ্যাটাকে মৃতূ বরন করে । পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে । এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি । # মোজাফফর হোসেন টঙ্গীবাড়ী তারিখঃ২০ - ০৬ - ১১ ০১৯১৫৬৭৬৬৮২
লেখক বলেছেন : কস কি মুমিন । আমার সাহিত্য কর্ম দেইখ্যা নোবেল কমিটি আমার লগে যোগাযগের চেষটা করতাসে ।
ইদানীং নাগরিকে পংগপালের মতো ছাগু গিজগিজ করতাছে !
প্রভাতের সূর্য : জানুয়ারি ১৩th , ২০১১ at ১১ : ২১ পূর্বাহ্ণ
মামু আমি তোমারে যথা সমভব সাহাযযো করতাম কিনতু আমি যখন দেখছি তখন তুমি খাটি বাংগালি
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমীর রফিকুল ইসলাম খানকে ভাংচুর ও গাড়ি পোড়ানো সংক্রান্ত নিউমার্কেট থানার মামলায় আবারো দুই দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ । মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক এসএম শাহীন তাকে ৭ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেছিলেন । মহানগর হাকিম ইসমাইল হোসেন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন ।
পত্নীতলা ইউনিয়নে এই প্রকল্পের আওতায় ১২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত তথ্য সংগ্রহ করা হবে । ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশনের কার্যক্রম চলবে । এ জন্য ৫০ জন তথ্য সংগ্রহকারী এবং ১০ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে ।
কথাঃ অমিত দাস সুর ও কন্ঠঃ প্রতুল মুখোপাধ্যায় সাপের মাথায় পা দিয়ে সে নাচে , কান্না কেন , কান্না কেন তোর ? বন্যা , খরা , মড়ক বুকে বাঁচে ভাবনা কেন , ভাবনা কেন তোর ? তুই কি ভাবিস তার ঘুমে সেই স্বপ্ন নেই ? আছে । সাপের মাথায় পা দিয়ে সে নাচে । ।
কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় ২০০৯ সালের নভেম্বরে একে - ৪৭ রাইফেল , অস্ত্র ও গুলিসহ আটক করা শহর আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদিকা চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের মহিলা শাখা প্রধান তাসলিমা খান আঁখিসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে । গতকাল দুপুরে এ মামলার রায় ঘোষণা করেন কুষ্টিয়ার বিশেষ ট্রাইব্যুনাল আদালতের দায়িত্বপ্রাপ্ত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আকবর হোসেন মৃধা । সাজাপ্রাপ্ত আসামিরা হলো তাসলিমা খান আঁখি , তার দেহরক্ষী কুষ্টিয়া হাউজিংয়ের রানী খাতুন , কালিশংকরপুরের আবদুর রাজ্জাক ও আক্কাছ আলী মোল্লা । অপর আসামি মাইক্রোচালক শাহিনকে বেকসুর খালাস দেয়া হয়েছে । ২০০৯ সালের ২ নভেম্বর রাতে শহরের ত্রিমোহনীতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস তল্লাশি করে কুষ্টিয়া শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা শহরের আড়ুয়াপাড়ার ওমর হায়দার কোহিনূরের স্ত্রী তাসলিমা খান আঁখিকে একটি একে - ৪৭ রাইফেল , একটি শটগান ও ৬৬ রাউন্ড একে ৪৭ - এর গুলি , ১৬ রাউন্ড শটগানের গুলিসহ আটক করে । ওই সময় পুলিশ তার সহযোগী রানী , রাজ্জাক , আক্কাছ , শাহিনকেও গ্রেফতার করে । এ ব্যাপারে কুষ্টিয়া সদর থানায় মামলা হয় । কুষ্টিয়ার বিশেষ ট্রাইব্যুনাল আদালতের দায়িত্বপ্রাপ্ত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ২৩ সাক্ষীর সাক্ষ্যে সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন ও অস্ত্র রাখার সহায়তার অপরাধে ১০ বছর করে ৪ জনকে সশ্রম কারাদণ্ড দেন । তাসলিমা খান আঁখি গ্রেফতারের আগ পর্যন্ত আলোচিত চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের নারী সেলের প্রধান হিসেবে কাজ করছিল । তার নেতৃত্বে নারী চরমপন্থীরা কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি এলাকায় অপহরণ , অস্ত্র বহনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল । গ্রেফতার হওয়ার পর আঁখিকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় । রায় ঘোষণার সময় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয় আদালত প্রাঙ্গণে । http : / / www . amardeshonline . com / pages / details / 2010 / 07 / 27 / 36391
তিনি জানান , " প্রথমে ঢাকা ও আশেপাশের এলাকার মোটর গ্যারেজ ও ওয়ার্কশপ থেকে নিজেদের উদ্যোগে পুরোনো টায়ার সংগ্রহ করা হতো । বর্তমানে বাইরের লোকজন টন প্রতি নয় থেকে ১০ হাজার টাকায় এ টায়ার সরবরাহ করে থাকেন । প্রতি টন টায়ার থেকে চারশ থেকে সাড়ে চারশ লিটার তেল উৎপন্ন হয় । "
কিশোরগঞ্জ ডট কম বাড়ী নম্বর # ৩৬২ / ১ ডি , আই , টি , রোড ৩য় তলা পূর্ব রামপুরা , ঢাকা - ১২১৯
ঘটনাটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলেছি । আমি ভুতে বিশ্বাস করি না । কিন্তু তারপরও আমি এমন কিছু ঘটনার সাথে পরিচিত হয়েছি যার কোন ব্যাখ্যা আমি খুজে পাইনি । সেদিন আমাদের হুন্ডা এক্সিডেন্ট হয় । সকালে হুন্ডার সামনের চাকার মার্ট দুমড়ানো অবস্থায় পাওয়া যায় । হয়ত ঐ সময় আমার এবং কাকার মাথায় প্রচন্ড ধাক্কা লাগে যার ফলে হ্যালুসিনেশন হয় আর আমরা বিভ্রান্তের মত হাঁটতে থাকি ! কিন্তু আমার কথা হচ্ছে আমার মন এমন একজন কারেক্টারের সাথে আমাকে কিভাবে পরিচয় করিয়ে দেয় যাকে কিনা আমি জিবনে কোনদিন দেখী নি । তার নামও শুনি নি ! আর হ্যাঁ আমার কাকা কোন এক অজানা কারনে এ ব্যাপারটা এড়িয়ে যান । ঐদিনের সম্পর্কে উনাকে জিজ্ঞাস করলে উনি কোন জবাব দেন না । আমার কাকা সিগারেট ছাড়া আর কোন নেশা করেনও না । এর ব্যাখ্যা কি ? আমি অনেককেই জিজ্ঞাস করেছি কিন্তু কোন ভাল জবাব পাইনি !
অজিত বলেছেন : শিমুল ভাই , থিম নিয়া আগাইতে পারতেছি না । থাইমা পরছি । কেউ যদি কাহিনি টারে একটু সামনে নিয়া যেত বা সামনে এগুলোর কোন সুত্র দিত তাইলে হয়ত আবার এগুইতে আরতাম আসলে জাতে লেখক না ত , তাই বুঝলেন না । তয় শুমুল ভাই আমি কিন্তু ঐদিন অন্য একটা পোষ্ট দিয়ে উপন্যাস টা দিতে না পারার অপারগতা স্বিকার করছি
কাঁচাবাজার স্থানান্তর সম্পর্কে কাওরানবাজার কাঁচামাল আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন , ' ডিসিসি কাওরানবাজার স্থানান্তরের জন্য যে ৩টি প্রজেক্ট হাতে নিয়েছে , তা এখানকার ব্যবসায়ীদের সাথে আলোচনা করে নেয়া উচিত ছিল । মহাখালীতে যে মার্কেট তৈরি হচ্ছে সেটি আন্তঃনগর বাসস্ট্যান্ডের কাছাকাছি । ওখানে প্রতিদিন ২ থেকে ৩ হাজার গাড়ি চলাচল করে । এর পাশে পাইকারি কাঁচাবাজার গড়ে উঠলে যানজট আরো তীব্র হবে । আমাদের মতে , বাসস্ট্যান্ড থাকবে অথবা পাইকারি বাজার থাকবে । যদি দুটিই এক সাথে থাকে তা হলে ব্যবসায়ীসহ জনগণের বিড়ম্বনা আরো বেড়ে যাবে । '
কক্সবাজার শহরের ঘোনার পাড়া এলাকায় ৮টি স্পটে অব্যাহত পাহাড় কাটছে ভূমিদস্যুরা । কিছু পরিবেশ বিরুধী ব্যক্তি নিজের স্বার্থ হাসিলের জন্য অব্যাহত পাহাড় কর্তনের কারণে পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা মারাতœক ঝুঁকিতে জীবন - যাপন করছে । সম্প্রতি সরকার পাহাড় কাটার বিরুদ্ধে কড়া নির্দেশ দিলেও সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের জোর তৎপরতা না থাকায় ওসব ভূমিদস্যু পাহাড় কর্তনকারীরা আরও তৎপর হয়ে উঠেছে । সরেজমিন পরিদর্শনকালে স্থানীয় এলাকাবাসী জানায় , শহরের বৃহত্তর ঘোনার পাড়া এলাকার বৈদ্যর ঘোনা , খাজা মঞ্জিল ও বাদশা ঘোনাসহ ৮টি স্পটে চলছে অব্যাহত পাহাড় কর্তন । ওই এলাকার খাজা মঞিল এলাকায় আল - আমিন কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক আবছার , স্থানীয় কামাল , তৌহিদ , পাইপ মিস্ত্রি খলিল , দেলু ও কামাল , বৈদ্যর ঘোনা এলাকার নুরুন্নবী , জাহেদ ও মনোয়ারাসহ বেশ ক ' জন ভূমিদস্যু পাহাড় কেটে সমতল বানিয়ে বিক্রয় করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে অব্যাহত পাহাড় কর্তন করে চলছে । অব্যাহত পাহাড় কর্তনের ফলে ওসব পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা চরম ঝুঁকির মূখে বসবাস করছে । এতে যে কোন মূহুর্তে বড় ধরণের বিপর্যয় ঘটতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী । ওসব পাহাড় কর্তনকারীরা এলাকার প্রভাবশালী হওয়ায় এবং সংশ্লিষ্ট প্রশাসনের কোন তৎপরতা না থাকায় কেউ প্রতিবাদ করার সাহস পায়না । উল্লেখ্য , ইতোপূর্বে পাহাড় ধ্বসে সেনা সদস্যসহ নিহত হয়েছে ৬০ জন । গত বছর পাহাড় কর্তনের কারণে কক্সবাজারে সর্বোচ্চ লোক মারা যায় ।
আদেশ দেওয়ার সময় সাবেক সাংসদ ইকবাল ও বর্তমান সাংসদ শাওন আদালতে উপস্থিত ছিলেন না । আরমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় ।
আচ্ছা এটা কি সেই পলাশ ভাই , যার মোটকু একটা বান্ধবী আছে ?
বরিশাল , ১২ জুলাই : বরিশাল জেলার ১০ উপজেলার ৬০ গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই । উপজেলার কোমলমতি শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে । বিদ্যালয় না থাকায় এসব গ্রাম যুগ যুগ থেকে উন্নয়ন বঞ্চিত অবস্থায় রয়েছে । পড়ালেখার সুযোগ না থাকায় এসব গ্রামের মানুষের ভাগ্যও বদলাচ্ছে না । সম্প্রতি . . . . বিস্তারিত »
আকাশের তারাগুলি ব্লগে যোগদান করেছেন : শনিবার , ১২ ফেব্রুয়ারি ২০১১
. . . আয় ভাই , ভাগ ক ' রে নিই জমিদারী , - আমি রাখি জমিটুকু , তুই রাখ্ দাড়ি । আমি নেব হাতিশালে যত হাতি , আর তুই নিস্ ছুরি কাঁচি যত হাতিয়ার । তারপরে ভাগ করি এই ঘোড়াশাল , - - আমি নেব ঘোড়াগুলো তোকে দেব শাল ! ভিটেমাটি সব কিছু ভাগ করে নেব , - - আমি যদি ভিটে পাই তোকে মাটি দেব ! . . .
গতকাল শুক্রবার ঐতিহাসিক পরীবাগ মাজার প্রাঙ্গণে পরীবাগ শাহ্ সাহেব হযরত শাহ্ সৈয়দ আজিজুল বারীর ( রহ . ) বার্ষিক ওরস অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় । মোনাজাত পরিচালনা করেন শাহ্ সৈয়দ আব্দুল বারী । - প্রেস বিজ্ঞপ্তি
চাল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে , খুচরা বাজারে এখন ৩৮ টাকা কেজি দরে মোটা চাল ( স্বর্ণা বা চায়না ইরি ) বিক্রি হচ্ছে । এক সপ্তাহ আগে এ মানের চাল বিক্রি হয়েছে ৩৪ থেকে ৩৬ টাকা দরে । গত সাত দিনে প্রতি কেজি মোটা চালের দর বেড়েছে কেজিতে ২ থেকে ৪ টাকা পর্যন্ত ।
By Shapma Rajshahi দেখা হয়েছে : ০ বার পরিবেশ
ঘু ঘু করে কেদেঁ ( দ এর উপর চন্দ্রবিন্দু হবে ) উঠল ।
উর্দু ওয়াহি এগ তুর্কি ওর্দু শব্দত্ত আহেসে যেহার অর্থহান তাবু বা ক্যাম্প । উর্দু ঠার এহান ফার্সি লিপিলো ইকরতারা ।
সবুজ আমার দেশ বলেছেন : খুব ভাল একটা উদ্যোগ । আপনি কোন ক্যাটাগরিতে ? ? ? ? ?
প্রোগ্রামিং » মোহাম্মদ রকিবুল হায়দার » ১২ জানুয়ারি , ২০১১ » 17 টি মন্তব্য » 1 , 242 বার দেখা হয়েছে
যেমন - নানী , দাদী কে বিয়ে করা কি ? এ ফয়সালার দলীল সরাসরি কুরআন শরীফের আয়াত শরীফ দিতে পারবেন ? এটা তো ইজমা - ক্বিয়াসের মাসয়ালা । বর্তমানে এত বিভ্রান্তি মতবেদ শরীয়তের চারটি বিষয়ের সমন্বয় যারা মানতে চায়নি বা চায় না তারাই করে থাকে । না হলে এত মতবেদের সুযোগ থাকতো না । মতবেদ কমানোর জন্যই ইজমা - ক্বিয়াসের সৃষ্টি এবং মাযহাবের সৃষ্টি ।
সিরাজগঞ্জ , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে । আহত হয়েছে আরো ১ জন । হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শী জানান , আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের দরিবগঞ্জ . . . . বিস্তারিত পড়ুন »
কিন্তু কাফেররা আল্লাহর দর্শনলাভ হতে বঞ্চিত হবেঃ আর যারা মু ' মীনদের জন্য তাদের প্রভুর দর্শনকে অস্বীকার করলো সে বস্তুত এই বঞ্চিত হওয়াতে মু ' মিনদেরকে কাফেরদের সমকক্ষ করলো । আর জান্নাতে একশতটি ধাপ রয়েছে , এক ধাপ হতে অপর ধাপের দূরুত্ব আসমান হতে জমিনের দূরত্ব অনুরূপ । আর সবচেয়ে উন্নত ও উত্তম জান্নাত হল , জান্নাতুল ফিরদাউস আল - আলা । এর ছাদ হল আল্লাহর আরশ । আর জান্নাতের আটটি দরজা রয়েছে , প্রত্যেক দরজার পার্শ্বের দৈর্ঘ " মক্কা " হতে " হাজার " এর দূরত্বের সমান । আর এমন দিন আসবে যে দিনে ইহা ভিড়ে পরিপূর্ণ হবে , আর জান্নাতে নূন্যতম মর্যাদার অধিকারী যে হবে তার দুনিয়া ও আরো দশ দুনিয়ার পরিমান জায়গা হবে ।
কিন্তু , কলিকাতার এই গলিতে এ কী হইল ! ঘেঁষাঘেঁষি ঐ বাড়িগুলো চারি দিকে যেন পারিজাতের ফুলের মতো ফুটিয়া উঠিল । বিধাতা তাঁর বাহাদুরি দেখাইলেন বটে ! এই ইঁটকাঠগুলোকে তিনি তাঁর গানের সুর করিয়া তুলিলেন । আর , আমার মতো সামান্য মানুষের উপর তিনি কী পরশমণি ছোঁয়াইয়া দিলেন আমি এক মুহূর্তে অসামান্য হইয়া উঠিলাম ।
সুপারিশ অনুযায়ী গত বছরের ২২ অক্টোবর বর্তমান আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলাটি প্রত্যাহারের আবেদন করেছিলেন ।
আমার পেয়ারে ভাই ! আমার নূরে নযর ! আমার কালবো জিগার ! তোমাদের প্রতি আমার দ্বিতীয় নছীহত এই যে , ইলমে দ্বীন সেই হাছিল করতে পারে এবং কোরআন্তসুন্নাহর জ্ঞান সেই অর্জন করতে পারে যার অন্তরে রয়েছে ইলমের মুহব্বত এবং জ্ঞানের প্রতি ভালোবাসা ;
২৩ জুন কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আহসান হাবীব কামালকে সভাপতি ও সাবেক সংসদ সদস্য বিলকিস আক্তার জাহান শিরিনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণার পর সরোয়ার অনুসারীরা এ কমিটির বিরোধীতা করে আসছে ।
ইন্দোনেশিয়া ওপেন সুপার সিরিজের সেমিফাইনালে পৌঁছলেন ভারতের সাইনা নেহওয়াল . এই টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ান শুক্রবার সাইনা ৩৭ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে দিলেন ডেনমার্কের টাইন বাউনকে . বিশ্বের চতুর্থ নম্বর সাইনা অষ্টম বাছাই বাউনকে ২১ - ১৯ , ২১ - ১৯ সেটে হারিয়ে পৌঁছে গেলেন সেমিফাইনালে . শনিবার সেমিফাইনালে সাইনা মুখোমুখি হবেন তাইপেইয়ের শাও চেইচ চেংয়ের . প্রতিযোগিতার অপর কোয়ার্টার ফাইনালে অবাছাই শাও ২১ - ১৭ , ২১ - ১৫ ব্যবধানে হারিয়েছেন সপ্তম বাছাই জিন লিউকে .
রোজার মাস , ইফতার ও সেহরী খাওয়ার সময় নিয়ে সফটওয়ার কেন দরকার ? রোজার মাসে এমনিতেই সকল পত্রিকায় এবং ইলেকট্রনিক মিডিয়াতে ইফতার ও সেহরী খাওয়ার সময় সূচী বারবার প্রচার করা হয় ।
প্রচলিত ভোটারের শতকরা ১০ ভাগ মোট ১৪০০ জন নতুন ভোটার তালিকাভুক্তি করার প্রত্যাশা করছে নির্বাচন অফিস ।
শনিবার সন্ধ্যায় টেকনাফের ওয়াপদা মাঠে ঘটে এই ঘটনা । এর আগেও উক্ত সাংসদ একে একে . . . . বিস্তারিত
সচরাচর ডাক্তার আসিলে দুইজন চাকরাণী রোগিণীর পালঙ্কের শিয়রে ও পায়ের দিকে একটা মোটা বড় দোলাই ধরিয়া দাঁড়ায় । ডাক্তার সেই দোলাইয়ের একটু ফাঁকের ভিতর হাত দিয়া রোগিণীর নাড়ী পরীক্ষা করেন । *
গাখীৰ এৰুৱাৰ পৰা 3 মাহলৈকে পোৱালিবিলাকৰ প্ৰাৰম্ভৰিক দানাৰ পৰিমান লাহে লাহে বঢ়াই যাওক । দমৰা - দামুৰিৰ বাবে ভাল গুণগত মানৰ হে গোটেই দিন জুৰি থাকিব লাগে । পোৱালিৰ দেহৰ ওজনৰ 3 শতাংশতকৈয়ো অধিক জলীয়বাষ্প থকা ঘাঁহ যেনে চাইলেজ , সেউজীয়া ঘাঁহ খুৱাব পাৰে । সাৱধান হব যাতে অধিক মাত্ৰাত এইবোৰ ঘাঁহ খুওৱা নহয় কাৰণ ইয়ে খনিজ লৱন গ্ৰহনত সীমাৱদ্ধতা আনিব পাৰে ।
আপনি কি চান নিজের একটি ফটো এলবাম তৈরী করতে যা কিনা একদম ফ্রি ? এ ব্যাপারটি একদম সহজ যারা জানেন । কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি আপনি নিজের ফটো বা ছবি অনলাইনে আজীবনের জন্য সংরক্ষন করতে চাইলে এখানে ক্লিক করুন
হরতাল প্রতিহত করতে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । পুরানা পল্টন , বায়তুল মোকাররম , দৈনিক বাংলা মোড় , এনএসসি ভবনের আশপাশে জলকামান ও টিয়ারসেলসহ পুলিশ বাহিনীর সদস্যরা জড়ো হয়েছে ।
সাভার , ১২ জুলাই : সাভারের হেমায়েতপুর এলাকা থেকে মঙ্গলবার অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নের ( র্যাব - ৪ ) সাভার নবীনগর ক্যাম্পের সদস্যরা । র্যাব - ৪ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে দুপুর তিনটার দিকে উপজেলার তেতুঁলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে স্বপন ( ২৫ ) ও . . . . বিস্তারিত »
নাটোর , ৭ জুলাই : নাটোরে রিভলবার ও পাঁচরাউন্ড গুলিসহ যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী । বুধবার রাতে ঘটনা ঘটে ।
শামীম আল মামুন বলেন , দেশে ভয়াবহ সংকট চলছে । দেশের স্বাধীনতা , গণতন্ত্র ও বিরোধী দল থাকবে কী না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে । সরকার অন্যায়ভাবে জামায়াত নেতৃবৃন্দকে আটক করে বিচারের নামে তামাশা করছে । তিনি জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন । অন্যথায় জনগণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে জাতীয় নেতৃবৃন্দকে মুক্ত করে আনবে ।
@ জুলিয়ান সিদ্দিকী , একই সাথে মন খারাপ , বিস্মিত , এবং খুশী ।
কৃপাণপাণি বলেছেন : তোমার গুয়েভরা মাথার জন্য হয়তো একটু বেশি জান । একজন ব্লগারের কমেন্ট এরূপ " লালন = গবেষকগণ বিভিন্ন সময়ে স্বীকার করিয়াছেন তাহারাও সকল সময় বাউলদের কাছ হইতে তাহাদের গুপ্ত সাধনার কথা সহজে জানিতে পারেন নাই । উহার জন্য বছরের পর বছর বাউলদের সহিত নিবিড়ভাবে তাহাদগিকে মেলামেশা করিতে হইয়াছে । মল - মূত্র - রজ : পানের বিবরণ জানিবার জন্য দয়া করিয়া বাউল - গবেষক শক্তিনাথ ঝা - রচিত ' ' ফকির লালন সাঁই দেশ কাল এবং শিল্প ' ' ( প্রকাশ কাল ১৯৯৫ ) কিতাবখানা পড়িয়া দেখিবেন । শক্তিনাথ বাবু বাউলগণের প্রশংসাই করিয়াছেন । তিনি বিরোধীপক্ষের মানুষ নহেন । আরও রহিয়াছে লালনের প্রতিটি গীতে নানারকম অর্থ রহিয়াছে । তাহার পরেও তিনি ছিলেন দেহবাদী সাধক । তাহার মূলসাধনা ছিলো ' যোনী - সাধনা ' । লালনের গীতের মানবিক তাঃপর্য রহিয়াছে পাশাপাশি দেহবাদী - - রজঃ - সাধনার কথাও বিভিন্নভাবে রহিয়াছে । আপনারা যে এইসব জানিতে পারেন নাই তাহা আপনার অজ্ঞতার সীমানার কথা আমাদিগকে জানাইয়া দিতেছে । লালন - পন্থীগণ নারীদেহের পঞ্চস্থানে প্রণাম জানায় । নারীর পায়ে , নারীর যোনীতে , নারীর নাভীতে , নারীর বুকে , নারীর কপালে । শুধু তাহাই নহে নারীর ঋতুকালের ৩ দিনে মোট ৩ * ৫ = ১৫ বার এই প্রণাম বা সেজদা ( তাহাদগের ভাষায় ) দেবার কথা রহিয়াছে । ( নাউজুবিল্লাহ ) এইসব তথ্য আপনি শক্তিনাথ ঝা বাবুর ' ' ফকির লালন সাঁই ' ' কিতাবে পাইবেন । সুধীর বাবুর ' ' ব্রাত্য লোকায়ত লালন ' ' ( প্রথম প্রকাশ ১৯৯২ ) কিতাবেও পাইবেন । আপনার প্রতি বিনীত নিবেদন বিস্তর জানিয়া - শুনিয়া তাহার পরে অন্যের সমালোচনার উত্তর প্রদান করিবেন । মূর্খের মতন চেচাইলেই যুক্তি প্রদান করা যায় না । "
ঢাকা , ২৫ জুন ( শীর্ষ নিউজ ডেস্ক ) : আফগানিস্তানের পূর্বাঞ্চলে লগার প্রদেশে গাড়ি বোমা হামালায় ৬০ জন নিহত হয়েছে । এ হামলায় আরো ৪৩ জন আহত হয়েছে । আজ শনিবার এ ঘটনা ঘটে । লগার প্রদেশের এক মুখপাত্র জানান , আজ লগার প্রদেশের আযরার নামক স্থানে একটি হাসপাতালের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণ করা হয় । এতে ৬০ জন নিহত ও ৪৩ জন আহত হয় । আহতদের মধ্যে হাসপাতালের রোগী , পরিদর্শক ও কর্মকর্তারা রয়েছেন বলে ওই কর্মকর্তা জানান । আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে ওবামার ঘোষণার ২ দিন পর এ হামলার ঘটনা ঘটল । ( শীর্ষ নিউজ ডটকম / এমইউ / এআই / ১৬ . ২১ঘ . )
জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ ৯ জুলাই শনিবার ব্যাক্তিগত সফরে যুক্তরাজ্যে এসে পৌঁছেন । লন্ডন স্থানীয় সময় বিকেল ৫ . ৩০ মিনিটে কাতার এয়ারওয়েজের বিমান করে তিনি হিথ্রো বিমান বন্দরের এসে পৌছান । চার নাম্বার টার্মিনাল দিয়ে তিনি বের হওয়ার সময় যুক্তরাজ্য জাতীয় পার্টি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীদের উষ্ণ সংবর্ধনা পান । আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদকে স্বাগত জানাতে সে সময় উপস্থিত ছিলেন , কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম - মহাসচিব মোঃ সেলিম উদ্দিন , জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাওলানা মুজিবুর রহমান যুক্তিবাদী , যুক্তরাজ্য জাতীয় পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান , সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় সহ - আন্তজার্তিক বিষয়ক সম্পাদক তাজ রহমান সহ দলের অসংখ্য নেতাকর্মী , লন্ডন মহানগর এবং জাতীয় ছাত্রসমাজের নেতাকর্মীগন । সফরকালে এরশাদের ছোট ছেলে এরিক এরশাদ তার সঙ্গে আসেন । বিমান বন্দর থেকে তিনি সরাসরি তার মেয়ের বাসায় উঠেন । ব্যাক্তিগত সফরে আসলেও তিনি যুক্তরাজ্য জাতীয় পার্টির নেতা - কর্মীদের সাথে এক কর্মী সভার মাধ্যমে কুশলাদি বিনিময় করবেন বলে একটি নির্ভর যোগ্য সূত্রে জানা যায় ।
লেখক বলেছেন : তাইলে এই কমেন্টের লিগা গলা বাড়ান তো দেখি . . . আগে এই দুইটাতে কি বুঝলেন কন . . হেডেম ওলার ব্যান চান ? না চাইলে আরও উদাহরণ দিবোনে . . কোনো ভুষুন্ডির লাফালাফি আপনার ভালো না লাগলে হেরে জিগান আমার লগে মিলান কেন ? ? ? অরপির সকল বদ উদ্দেশ্য সামু মডারেটররা কেনো এক্সিকিউট কর্তাছে সেইতা রহস্য
ফুল তুমি কারো নয় তুমি আমি ছাড়া আর সবার ফুল তুমি যার হও তার ।
লেখকের এবং মন্তব্যকারীর লেখায় অথবা প্রোফাইলে পরিষ্কারভাবে লাইসেন্স প্রসঙ্গে কোন উল্লেখ না থাকলে স্ব - স্ব লেখার এবং মন্তব্যের সর্বস্বত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারী কর্তৃক সংরক্ষিত থাকবে । লেখকের বা মন্তব্যকারীর অনুমতি বা সূত্রোল্লেখ বা কৃতজ্ঞতা স্বীকার ব্যতিরেকে লেখার বা মন্তব্যের আংশিক বা পূর্ণ অংশ কোন ধরনের মিডিয়ায় পুনঃপ্রকাশ করা যাবে না ।
এরপর উস্তাদ বললেন , আমার সব প্রতিবেশীর বাড়ি কাঁচা , মাটির দেয়ালের । এই গলিতে একা আমার বাড়িটি পাকা করে বানালে সেটা কি ভালো দেখাবে ? আমার তো এ সামর্থ্য নেই যে , প্রত্যেক প্রতিবেশীর বাড়ি পাকা করে দেব । এ জন্য আমার বাড়িটিও আমি পাকা বানাইনি , যেন আমার প্রতিবেশীরা , মনোকষ্টে না ভুগে । ' এই গল্পের উস্তাদ ছিলেন দারুল উলূম দেওবন্দের প্রখ্যাত উস্তাদ মাওলানা সাইয়েদ আসগার হোসাইন রাহ . আর ছাত্রটি ছিলেন পাকিস্তানের মুফতীয়ে আযম মুফতী মুহাম্মাদ শফী রাহ . ।
কারখানার প্ল্যান্ট ইঞ্জিনিয়ার শেখ মো . জামাল উদ্দিন জানান , " সংগৃহিত টায়ারগুলো ভালোভাবে পরিষ্কার ও ছোট টুকরা করে রি - আ্যক্টর চেম্বারে বায়ূশূন্য মাধ্যমে উচ্চতাপে গলানো হয় । পরে সেখানে বাষ্প তৈরি হয় । বাষ্প ঘনীভূত হয়ে একদিকে তেল ও অন্যদিকে পানিতে পরিণত হয় । পানি নলের মাধ্যমে হাউজে এবং তেল ট্যাংকিতে সরবরাহ করা হয় । টায়ার থেকে জ্বালানি সাশ্রয় ও পরে পরিবেশবান্ধব এ জ্বালানি তেল উৎপাদন ছাড়াও স্ক্রাব লোহা , গ্যাস ও কার্বন ব্ল্যাক পাউডার তৈরি হয় । এ কার্বনকে মোডিফাই করে জুতার সোল , ফটোকপি ও প্রিন্টারের কালি তৈরির কাজে ও পানি বিশুদ্ধ করার কাজে ব্যবহার করা যেতে পারে । এতে অতিরিক্ত খরচ ও পবিরেশ দূষণরোধ করা সম্ভব । "
বিদ্রঃ এই লিংক ঈদ এর আগে পরিবর্তন হবে কারন aimraj . com এ নতুন ডেসিং এর কাজ চলছে ঈদ এর আগে রিলিজ দেওয়া হবে তাই এই গানটি aimraj . com এ গিয়ে Download : » P » Porshi » Porshi এই ভাবে সার্চ করুন । ধন্যবাদ
: . গৃহ হারা বলেছেন : কনে খুঁজবার লাগছে !
১ - যদি নামাযির ছোট - খাট কোন পোশাক যেমন : হাত অথবা পা মোজা নাপাক থাকে অথবা নামাপ রুমাল পকেটে থাকে এবং এগুলো মৃত প্রাণীর শরীরের অংশ না হয়ে থাকে অথবা হারাম মাংসের অধিকারী কোন প্রাণীর শরীরের অংশ না হয়ে থাকে তবে তা সহ নামায পড়াতে কোন অনুবিধা নেই ( তৌযিহুল মাসায়েল , মাসয়ালা নং - ৮৬১ ) ।
মহীউদ্দীন আহমদ কর্তৃক জাতীয় মুদ্রণ ১০৯ , ঋষিকেশ দাস রোড , ঢাকা - ১১০০ হতে মুদ্রিত ও ১৫ বাংলাবাজার , ঢাকা - ১১০০ হতে প্রকাশিত । যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড , বড় মগবাজার , ঢাকা - ১২১৭ । ফোনঃ ৮৮ ০২ ৮৩১৯০৬৫ , বার্তা - ৮৮ ০১৬৭০৮১৩২৭৬ , সার্কুলেশন - ৮৮ ০১৫৫২৩৯৮১৯০ , বিজ্ঞাপন - ৮৮ ০১১৯৯০৯০০৮৫ , ফ্যাক্সঃ ৮৮ ০২ ৮৩১৫৫৭১ , ওয়েবসাইটঃ www . weeklysonarbangla . net , ইমেইলঃ weeklysonarbangla @ yahoo . com
* deshipsycho = কানা ! ! ( ; q : সেই প্রথম থেকে দেখছি উনি কানে একটা হেড ফোন লাগিয়ে হাসি হাসি মুখে বসে আছেন ! কানতো নষ্ট হয়ে যাবে ভাই . . . আচ্ছা , কানে কম শুনলে কি তারে কানা বলা উচিত না ? )
ঢাকা , ৮ জুন ( প্রেস বিজ্ঞপ্তি ) : : সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডমেডেল লাভ করেছেন মাই টিভির স্টাফ রিপোর্টার মানিক লাল ঘোষ । রাজধনীর পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড . মিজানুর রহমান চৌধুরীর হাত থেকে তিনি এ মেডেল ও সনদ গ্রহণ করেন । বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি তাকে এ পদকে ভূষিত করে ।
রবিবার ১০ জুলাই সকাল ৬টা থেকে ১১ জুলাই দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী ৩০ ঘন্টার হরতার ডেকেছে ১২টি ইসলামী সমমনা দল । চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন প্রথমে শুধু ১০ জুলাই সকাল - সন্ধা হরতালের ডাক দিয়েছিল পরে একই দাবিতে আরো ১১টি ইসলামী সমমনা দল ১১ তারিখ দুপুর ১২টা পর্যন্ত বাড়িয়ে ৩০ ঘন্টা হরতালের ডাক দেয় । সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস উঠিয়ে দিয়ে ধর্মনিরপেতা সংযোজনের প্রতিবাদে ইসলামী দলগুলো এই হরতালের ডাকা দিয়েছে । হরতাল সফর করার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠনগুলো । আজ প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াত পৃথক সংবাদ সম্মেলনের মাধমে এই হরতালের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে । হরতাল সফলের আহবান জানিয়ে এরইমধ্যে কয়েক দফা মিছিল মিটিং সহ ব্যাপক প্রচারণা চালিয়েছে সংগঠনগুলো । ৩০ ঘণ্টার লাগাতার হরতালের সমর্থনে আজ রাজধানীতে বিােভ সমাবেশ করেছে ১২টি ইসলামিক দলের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক । এ উপল েআজ জুমা নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিল পুর্ব সমাবেশ অনুষ্ঠিত হয় । খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আহমদুল্লাহ আশরাফের সভাপতিত্বে সমাবেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আবদুর রব ইউসুফী . ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী , সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের জয়েন্ট সেক্রেটারি ড . মাওলানা খলিলুর রহমান মাদানী , আলমগীর মজুমদার , প্রমুখ বক্তব্য রাখেন । খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব ইউসূফী বলেন , সংবিধানে আল্লাহর উপর আস্থা তুলে দিয়ে বিছমিলস্নাহ বলা হচ্ছে মদ খাওয়ার আগে বিসমিলস্নাহ বলার মতো । তিনি বলেন , শেখ হাসিনা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন । আমরা আল্লাহর সৈনিক , আমরা শেখ হাসিনার সঙ্গে লড়াই করব । মাওলানা রব বলেন , আমাদের এই হরতাল মতায় যাওয়ার জন্য নয় । মতার পরিবর্তনের জন্য নয় । আমাদের এই হরতাল জান্নাতের যাওয়ার , জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য । সমাবেশ শেষে ১২ দলের একটি বিশাল মিছিল বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে পুরানা পল্টন হয়ে দৈনিক বাংলা ঘুরে আবার বায়তুল মোকাররমের সামনে এসে শেষ হয় । এদিকে জুমার নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে ১২ দলের নেতা - কর্মীরা বায়তুল মোকাররম মসজিদের ভিতর থেকে নারায়ে তাকবির আল্লাহু আকবার প্রভৃতি স্লোগান দিতে দিতে বের হয় । প্রসঙ্গত , গত ৩০শে জুন এই ১২ দল সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস মুছে ফেলা , ধর্মনিরপেতা স্থাপন , বিসমিল্লাহর অর্থ বিকৃত , নারী নীতি এবং শিানীতি বাতিলের দাবিতে ১০ জুলাই সারাদিন এবং ১১ জুলাই অর্ধ দিবস হরতাল আহবান করে । হরতালের সমর্থনের দলগুলো হলো - ইসলামী আন্দোলন বাংলাদেশ , খেলাফত আন্দোলন , বাংলাদেশ খেলাফত মজলিশ , সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ , এনডিপি , ইসলামী ঐক্য আন্দোলন , মুসলিম লীগ , জাতীয় গণতান্ত্রি পার্টি ( জাগপা ) , ইসলামিক পার্টি , নেজামে ইসলাম পার্টি , বাংলাদেশ ন্যাপ ও ন্যাপ ভাসানি ।
শরীফুল ইসলাম রুকন , সাতকানিয়া ( চট্টগ্রাম ) : : সদ্য সমাপ্ত সাতকানিয়া ইউপি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে । উপজেলার ১৭ ইউনিয়নে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন মাত্র একজন । বাকি ১৬ ইউনিয়নে জামায়াত সমর্থিত পাঁচ জন , . . . . বিস্তারিত
By তহমিনা শিল্পি Rajshahi দেখা হয়েছে : ০ বার বিবিধ
জুলকারনাইন বলেছেন : শীর্ষ যুদ্ধাপরাধী বলে কেউ নেই এদেশে । তাছাড়া যাদের বিরুদ্ধে এত তথ্যপ্রমান , তাদের কাউকে গ্রেফতার করা হল ইসলাম অবমাননা ও গাড়ীভাঙ্গচুর মামলায় কেন বলুন তো ? প্রমান নেই বলে আর সাইদীর বিরুদ্ধে হাজার প্রমান তো ট্রাইব্যুনালে দাখিল করতেই পারছে না সরকার । এর মানে কী , জনগন বজহে ? ? ?
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম / সামিয়া - আদনান / মোললা / এইচআর / অক্টোবর ৩১ / ০৯
দিনের বেলায় ২০ থেকে ২৮০ সেঃ এবং রাতের বেলায় ১৮ থেকে ২০০ সেঃ তাপমাত্রায় বেশি ফলন পাওয়া যায় ।
জুতা দেখাইয়া মজা লুটেছে দেশের বেবাক সাপোর্টার তাই দেখিয়া পবন বলে একি কাজ কারবার
রাজধানীর রামপুরায় ব্যাটারিচালিত অটোরিকশা টুকটুক চালক ফয়সাল মোল্লা চঞ্চলকে ( ১৫ ) নৃশংসভাবে হত্যার পর লাশ বস্তাবন্দি করে ড্রেনে ফেলে রাখা হয় । তার লাশ খিলগাঁও পল্লীমা সংসদের গলির ড্রেন থেকে উদ্ধার করা হয়েছে ।
রাঙ্গামাটি ০৪ জুন ( সিএইচটিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) : - সিরিয়ায় হাজার হাজার লোক সরকার বিরোধী আন্দোলনে রাস্তায় নামলে নিরাপত্তাবাহিনী তাদের উপর গুলি চালায় । এতে কমপক্ষে ৩৪ জন নিহত হয় । আহত হয় আরো শতাধিক । শুক্রবার জুমার নামাজ শেষে হামা শহরে প্রায় ৫০ হাজার আন্দোলনকারী বিক্ষোভ করে । যা সরকার বিরোধী এ যাবৎকালের সবচেয়ে বড় বিক্ষোভ বলে জানা গেছে । এ সময় সেখানকার ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেয়া হয় । দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে যাচ্ছে বিরোধীরা । এমনকি আসাদ সরকার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েও আর পদত্যাগ করেননি । সিরিয়ায় বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল । তারা আসাদকে পদত্যাগের জন্য চাপও প্রয়োগ করছেন । এদিকে , সিরিয়ার আরেক শহর রাস্তানে সেনাবাহিনী তাদের অভিযান অব্যাহত রেখেছে । রাস্তানের এক অধিবাসী বিবিসিকে জানান , সকালের আলো ফোটার আগে থেকেই শহরে রাস্তায় অবস্থান নেয় ট্যাংক এবং সামরিক যান । শুরু হয় ভারি এবং মাঝারি গোলাবর্ষণ । এ সময় সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে । এছাড়াও আরো বেশ কয়েকটি শহরে বিক্ষোভে গুলিবর্ষণের সংবাদ পাওয়া গেছে । তবে , এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি । সূত্র বিবিসি - - -
টেকনাফে মুসলিম এইড - এর উদ্যোগে শিশুদের প্রাইমারী শিক্ষা থেকে ঝরে পড়া রোধে কর্মশালা অনুষ্ঠিত
পূর্বেই বলা হইয়াছে সীতারামের অনুরাগ সহসা উথলিয়া উঠিল , সে রুক্মিণীর কাছে ঘেঁষিয়া প্রীতিভরে কহিল , " তুমি আমার সুভদ্রা , আমি তোমার জগন্নাথ ! "
লাল চাঁন বলেছেন : দৈনিক বাংলার মোড় থেকে ফকিরাপুল পানির ট্যাংকির দিকে যেতে , ঢাকা স্টিল ( চেয়ার ) এর দোকানের সামনে । মামা কাগজে মুড়ে মুড়ি দিচ্ছিলো সে ছবিতো দিয়েছি ।
স্পেলবাইন্ডার বলেছেন : ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন । সবাইকে সব ছেড়ে যেতে হবে । তারপরও আমরা দুর্নীতি করে , সাধারণ মানুষের হক কেড়ে নিয়ে , জিনিসপত্রের দাম অযথা বাড়িয়ে সম্পদের পাহাড় গড়ি । নির্লজ্জের মত মিথ্যা বলি । আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন ।
" নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি । " ( সূরা বাণী ইসরাঈল : আয়াত ৭০ )
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » আঞ্চলিক কথা ।
সাভার , ২৬ জুন : সাভার উপজেলার আশুলিয়া থানার নরসিংহপুর এলাকা থেকে রোববার দুপুরে এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে । পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় , আশুলিয়ার নরসিংহপুর এলাকার বুড়ির পাড়ার নুর মোহাম্মদের বাড়ির ভাড়াটিয়া আশরাফুল ইসলাম তার স্ত্রী সাজেদা আক্তার তানিয়াকে . . . . বিস্তারিত »
প্রথম ফকির : রোজা রমজানের মাস , মাইনষের হাত অহন ম্যালা বড় । এক সাহেব কাইলকা সকালে ফেতরার টাকা দিলো । দুইডা একশ টাকার লোট । হেইডা লইয়া গেলাম শেরাটনে । জুইত মতন রাইতের খাওন খাইলাম । উরি টেস । খাওন শেষে বিল আইলো ৫০০০ টেকা । আমি কইলাম আমার কাছে টেকা নাই । আমারে ধইরা দিলো পুলিশে : ) । আর জানছইতো আমরার দেশের পুলিশ ভাইগো দিলে অনেক রহমত : ) । আমি পুলিশ ভাইরে টেকা ২০০ ধরাইয়া দিলাম । এখন দেকছত আমি কই ?
উপকরণ : মুরগির বুকের মাংস ২৫০ গ্রাম , টমেটো আধা পাকা ( ২টি ) , ক্যাপসিকাম ২টি , ধনেপাতা ১ টেবিল চামচ , কাঁচা আম আধা কাপ , পেঁয়াজ কুচি আধা কাপ , গোলমরিচ গুঁড়ো সামান্য , লবণ স্বাদমতো , সালাদ ড্রেসিং ১ টেবিল চামচ , কাঁচামরিচ বাটা ২টি , আনারস কুচি ২ টেবিল চামচ । যেভাবে তৈরি করবেন ১ . মাংস ছোট টুকরো করে কেটে লবণ ও কাঁচামরিচ [ . . . ]
প্রথম বর্ষ ৯১ তম সংখ্যা , ১২ জুলাই মঙ্গল বার ২০১১ , ২৮ আষাঢ় ১৪১৮ , ৯ শাবান ১৪৩২
সার ভেতরে বৈদ্যুতিক পাখার সাথে ঝুলন্ত অবস্থায় গৃহকর্মী দেবী রায়ের লাশ উদ্ধার করা হয়েছে । গৃহকর্তা সব্যসাচী রায়ের বরাত দিয়ে উপ - পরিদর্শক আশরাফুজ্জামান আরো জানান , বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় দেবী দরজা বন্ধ করে তার রুমে ঘুমাতে যায় । সকালে ডাকাডাকি করেও তার সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / এএস / শাসি / ১৬ . ৩৩ ঘ . )
আমি এসেছি গুগল মামার কল্যাণে । সুলাইমান লিপি লিখে সার্চ দিলাম মামাকে । আর মামা আমাকে ফোরাম . অবসর . কম এর ফন্ট পেইজে এনে দিলেন । তার পর ঐ ফন্ট পেইজ থেকে সালেহ ভাইয়ের ঠিকানা নিয়ে উনাকে মেসেঞ্জারে এডমারলাম । ধন্যবাদ গুগল ভাই
বরগুনা , ১২ জুলাই : বরগুনার আমতলী উপজেলার কচুপাত্রার ডোন নদীতে বাঁধ দেয়ায় আমতলী ও কলাপাড়া উপজেলার ২৬টি গ্রামের লক্ষাধিক মানুষ সামুদ্রিক জলোচ্ছ্বাসের হাত থেকে মুক্তি পেয়েছে । ১৫ হাজার কৃষক পরিবার জমি চাষাবাদের প্রস্ত্ততি নিয়েছে । কিন্তু তাদের আশঙ্কা গত পাঁচ বছরে কৃষি জমিতে সমুদ্রের লবণ পানি ঢুকে লবণাক্ততা বেড়ে গেছে । এ বছর ফসল বুনলে লবণের প্রকোপে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা ।
শুক্রবার সন্ধ্যায় জেলার কসবা উপজেলা সদরের নাসিরের বাড়িতে ঘটনাটি ঘটেছে ।
লেখক বলেছেন : কেন ভাই ! ! ! আপনারা গেলে তো শকুন রা একাই আসমান দখল কইরা লইব ! ! দেহেন না কয়দিন ধরে নতুন উতপাত শুরু করছে !
৩৫ । আব্দুল্লাহ ইবন আমর ( রা • ) থেকে বর্ণিত । তিনি বলেন , রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ আল্লাহ তা ' য়ালা তিন ব্যক্তির নামায কবুল করেন না । যে ব্যক্তি কোন সম্প্রদায়ের ইমামতি করে , অথচ মুকতাদীরা তার উপর অসন্তুষ্ট । যে ব্যক্তি নামাযের সময় উত্তীর্ণ হওয়ার পর নামায আদায় করে এবং যে ব্যক্তি স্বাধীন মহিলা অথবা পুরুষ লোককে ক্রীতদাসী বা দাস বানায় । ( হাদীস নং - ৫৯৩ )
প্রঃ শান্তিবাহিনী এতগুলো মানুষকে একসাথে হত্যা করল , অথচ তাদের কোন বিচার হল না । আপনারা কি সরকারের কাছে এর বিচার চান নাই ? উঃ আমরাতো বিচারের দাবী করছিই , আমি নিজে বাদী অইয়া মামলাও করছিলাম । তখন সরকারের মন্ত্রীরাও কইছিল বিচার করব । তদন্তও করছিল । হুনছি তদন্তের রিপোর্ট সরকারের কাছে জমা দিছে । কিন্তু সেই রিপোর্ট সম্পর্কে আমরা কিছুই জানি না । দেখতে দেখতে আজ ১৪ বছর পার অইয়া গেল । কই , কিছুই তো অইল না । শুধু এইডাই না , শান্তিবাহিনী তো আরো অনেক বাঙালিরে মারছে । কোনডারই তো বিচা অয় নাই । চাকমারা মানুষ মারলে তো এই দেশে বিচার অয় না । বিচার অয় চাকমাদেরকে কেউ গালি দিলে , তার । আর অহন তো চুক্তি কইরা শান্তিবাহিনীরাই সরকার ( সাবেক শান্তিবাহিনীর প্রধান সন্তু লারমা চুক্তির পর থেকে পার্বত্যচট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে আছেন ) অইছে । তাইলে আর বিচার করব কেডা ? তারপরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার দাবী , আপনার বাবাকেও মাইরা ফালাইছিল । বাবা হারানোর ব্যথা আপনি বুঝেন । আর আপনি সেই হত্যাকারীদের বিচার করেছেন । এই জন্য আপনাকেই বলি - মাননীয় প্রধানমন্ত্রী , পাকুয়াখালীতে যেসব সন্তান তাদের বাবাকে হারিয়েছে তারাও তাদের বাবা হত্যার বিচার চায় , যারা সেখানে ভাই হারিয়েছে তারা তাদের ভাই হত্যার বিচার চায় , যেসব মা - বাবা তাদের সন্তান হারিয়েছে তারা সন্তান হত্যাকারীর বিচার চায় , যেসব মহিলা স্বামী হারিয়েছে তারা স্বামী হত্যার বিচার চায় । কিন্তু তারা তো আর প্রধানমন্ত্রী হইয়া আত্বীয় - স্বজনদের হত্যাকারীর বিচার করতে পারব না । তাই এই হত্যাকান্ডের বিচার আপনাকেই করতে হইব ।
গত বুধবার ও বৃহস্পতিবার বন্দরের সিসিটি ইয়ার্ডে রাখা এসব চালানের কায়িক পরীক্ষার পর দেখা যায় , আমদানিকারক ঘোষণা মোতাবেক যে পরিমাণ পণ্য আমদানি করেছেন তার চেয়ে ঘোষণা বহির্ভূত অন্য পণ্য আমদানি করেছেন বেশি । মিথ্যা ঘোষণার মাধ্যমে আমদানিকারক এই চালানে প্রায় অর্ধ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়ার অপচেষ্টা চালিয়েছিলেন । সূত্র জানায় , বলাকা ট্রেডিং ৩টি কনটেইনারে করে চীন থেকে ৫ টি আইটেম নিয়ে আসে । এর মধ্যে ৯১৬ কেজি লোহার কব্জা ( দরজা জানালায় ব্যবহৃত ) ঘোষণা দিয়ে আমদানিকারক ৪৭ হাজার ৯০৮ কেজি কব্জা আমদানি করে । যা ঘোষণার চেয়ে প্রায় ৪৭ হাজার টন বেশি । একই চালানে আমদানিকারক ৫৮২ কেজি পেইন্ট ব্রাশ ঘোষণা দিয়ে ১৬ হাজার ৬৫৮ কেজি পেইন্ট ব্রাশ আমদানি করে । অর্থাৎ আমদানিকারক ১৬ হাজার ৭৬ কেজি অতিরিক্ত ব্রাশ আমদানি করে । কাস্টমসর সংশ্লিষ্ট কর্মকর্তা জানান , আমদানিকারক এসব পণ্যের মূল্য ৬৪ হাজার ৩০৬ ডলার ঘোষণা দিলেও প্রকৃতপক্ষে আমদানি করে ১ লাখ ১২ হাজার ২৯৮ ডলার মূল্যমানের পণ্য । কাস্টমস সূত্র জানায় , আমদানিকারক চালানটিতে প্রায় ৮১ লাখ ৯৭ হাজার ৩৯০ টাকা জরিমানাসহ রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা চালিয়েছিল । আটক চালান প্রসঙ্গে চট্টগ্রাম কাস্টমস হাউসের এআইআর শাখার রাজস্ব কর্মকর্তা মো . ওমর ফারুক জানান , মিথ্যা ঘোষনায় পণ্য আমদানির দায়ে আমদানিকারকের বিরুদ্ধে জরিমানাসহ কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে । এদিকে ঢাকার আশুলিয়ার হারভারড সুয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্ডের আওতায় নিট কাপড়ের বদলে রেমন্ড রয়েল সু্যটের কাপড় আমদানি করায় চালানটি আটক করে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম । জানা গেছে , ঢাকার আশুলিয়ার হারভারড সুয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্ডের আওতায় চীন থেকে নিট কাপড় আমদানির বদলে রেমন্ড রয়েল সু্যটের কাপড় আমদানি করে । গোপন সংবাদের ভিত্তিতে চালানটি খালাসকালে কাভার্ডভ্যানসহ চট্টগ্রাম বন্দরের এনসিটি গেইট - ১ থেকে আটক করে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তারা । আটক চালানে ৩৪ লাখ ৩ হাজার ৩৯৯ টাকার পণ্য ছিল বলে জানান সংশ্লিষ্টরা । অপরদিকে , চট্টগ্রাম কাস্টমসের রপ্তানি গোয়েন্দা শাখার কর্মকর্তারা গত বৃহস্পতিবার ঢাকা গাজীপুরের মোনট্রিমস লিমিটেডের মালয়েশিয়া থেকে বন্ডের আওতায় আমদানি করা সেলফ এডহেসিভ পেপারের একটি চালান আটক করে । রপ্তানি গোয়েন্দা শাখার শুল্ক কর্মকর্তা মো . জসিম উদ্দিন জানান , সেলফ এডহেসিভ পেপার বন্ড লাইসেন্সের আওতায় আমদানিযোগ্য নয় । তাই চালানটি আটক করা হয় । চালানটিকে আমদানিকারক প্রায় ২৮লাখ ৪৬ হাজার ২৯১ টাকা সরকারি রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা চালিয়েছিল । এছাড়াও আটক চালানের ব্যাপারে আমদানিকারকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে ।
১ . ডঃ সৈয়দ সাজ্জাদ হোসেন * ( ভিসি , ঢাকা বিশ্ববিদ্যালয় )
মোঃ শাহজাহান মিয়া ঃ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁদপুর শহর শাখার উদ্যোগে পঞ্চম সংশোধনী ও তত্ত্বাবধায়ক সরকার বাতিলের প্রতিবাদে শহর সভাপতি মোঃ সাইফুল আলমের নেতৃত্বে বিােভ মিছিল করে । মিছিলটি চিত্রলেখার মোড় থেকে শুরু শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি নতুন বাজার মোড়ে গিয়ে শেষ হয় । মিছিল উত্তর সংপ্তি সমাবেশে মোঃ সাইফুল আলম বলেন , আওয়ামীলীগ সরকার পঞ্চম সংশোধনী ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে প্রহসনের নির্বাচনের মাধ্যমে মতায় টিকে থাকতে চায় । কিন্তু ধর্ম প্রাণ মুসলমান এবং গণতন্ত্রকামী মানুষ সরকারের সে আশা পুরণ হতে দিবে না । তিনি সংবিধানের রাষ্ট্রধর্ম ইসলাম এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান । অন্যথায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সর্বস্তরের ছাত্র জনতাকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলবে । মিছিলে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন , শহর সেক্রেটারী মোঃ ইব্রাহিম খলিল । বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর সেক্রেটারী মোঃ আরিফ উল্যাহ । বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শহর শিা সম্পাদক মোঃ বেলাল হোসাইন , চাঁদপুর সরকারী কলেজ সভাপতি মোঃ আরিফুল ইসলাম , ইসমাইল খান , সবুজ খান , মোহাম্মদ হোসাইন , আহম্মদ খান , আমজাদ হোসাইন প্রমুখ ।
কায়রো , ১২ জুলাই : মিশর থেকে ইসরাইলে যাওয়া গ্যাস পাইপলাইনে আবারো হামলা হয়েছে । এতে পাইপলাইনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে , তবে কারা হামলা চালিয়েছে তা জানা যায়নি । এ পথ দিয়ে ইসরাইলের পাশাপাশি জর্ডানেও গ্যাস সরবরাহ করা হয় ।
খুলনা , ১০ জুলাই : খুলনায় ১২ দলের ডাকা হরতাল চলাকালে সোনাডাঙ্গা থানা পুলিশ ১৫ জনকে আটক করেছে । রোববার সকালে শিববাড়ী মোড় থেকে তাদের আটক করা হয় ।
শাবান হলো রমজানের পূর্ণ প্রস্তুতি গ্রহণের মাস । এ মাসকে গাফলতি আর অবহেলায় কাটিয়ে দেয়া মোটেও ঠিক নয় । হাদীস শরীফের ভাষ্য এবং রাসূলে পাকের আমলের দ্বারা মাসটির মর্যাদা প্রমাণিত হয়েছে । আমলের মাধ্যমে এ মাসের মর্যাদা রক্ষা করা উচিত । অন্যথায় অবহেলায় অবলীলায় বরকতময় এ মাস কালের গর্ভে হারিয়ে যাবে । হযরত উম্মে সালমা ( রাঃ ) বলেন , আল্লাহর রাসূলকে শাবান ও রমজান ছাড়া ধারাবাহিকভাবে দু ' মাস রোজা রাখতে দেখিনি ।
আমরা মুসলমান । পৈত্রিক সূত্রে মুসলমান । বাবা - মা মুসলমান , তাই আমিও মুসলমান । কিন্তু অনেকেই জানেনা মুসলমানিত্বের প্রকৃত মর্ম । ইসলামী রীতিনীতি তাই অনেক সময় আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়ায় । যেমন " তালাক " ।
কাঞ্চা ঘুম জাগে ঠাকুর স্বপন দেখিয়া । । শিওরে বসিয়া দেখে কান্দিছে সুন্দরী । হাতে তুইল্যা লইছে কন্যা বিষলক্ষ্যের ছুরি । । " শুন শুন ঠাকুর আরে শুন মোর কথা । কঠিন তোমার প্রাণ পিওয়া কঠিন মাতা পিতা । । শানে বান্ধা হিয়া আমার পাযাণে বান্ধা প্রাণ । তোমায় বধিতে বাপে করিল সইন্ধান । । হাতেত আছিল মোর বিষলক্ষের ছুরি । তোমারে ছাড়িয়া বন্ধু আমার বুকে মারি । । পালাইয়া মায়ের ধন নিজের দেশে যাও । সুন্দর নারী বিয়া কইরা সুখে বইসা খাও । । বরামনের পুত্র তুমি রাজার ছাওয়াল । তোমার সুখের ঘরে আমি হইলাম কাল । । কি করিতে কি করিলাম নাহি পাই দিশা ।
অপহরণকারী অপর এক কলেজের ছাত্র । এ ব্যাপারে ডিমলা থানায় একটি মামলা দায়ের করা হয় । পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি ।
ঘোড়াঘাট ( দিনাজপুর ) সংবাদদাতা ॥ দিনাজপুরের ঘোড়াঘাট থানার সন্নিকটে পশ্চিমে মহাসড়কের পার্শ্বে নুরজাহানপুর গ্রামে ১ মাসে বিভিন্ন ব্যক্তির ১০ লাখ টাকা মূল্যের ১৯টি গরম্ন চুরি সংঘটিত হয়েছে । ফলে ওই গ্রামের মানুষ গরম্ন চুরি আতংকে ভুগছে । জানা গেছে , গত ২ জুলাই রাতে একটি সংঘবদ্ধ গরম্ন চোর দল ঘোড়াঘাট পৌরসভার নূরজাহানপুর গ্রামের হাফেজ গোলাম ফারম্নক খানের গোয়াল ঘরের দেয়ালে সিঁধকেটে ৬ টি দেশী ও বিদেশী গরম্ন চুরি করে নিয়ে যায় । গত জুন মাসে ওই সংঘবদ্ধ চোর দল একই ভাবে একই গ্রামের রম্নমি বেওয়ার ৪টি গরম্ন , সাব্বির হোসেনের ২টি , হযরত আলির ৭টি গরম্ন চুরি করে নিয়ে যায় । যার ্অনমান মূল্য ১০ লাখ টাকা । এ ছাড়াও নুরজাহানপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবী সামসুর রহমান জিন্না ' র ৬ টি গরম্ন চুরি হয় । চোরেরা গরম্ন চুরি করে নিয়ে যাওয়ার সময় গোয়াল ঘরে একটি মোবাইল ফোন ফেলে রেখে যায় । ওই মোবাইল ফোনের সীম নং এর সুত্র ধরে বগুড়ার গাবতলী এলাকা থেকে এক গরম্ন চোরকে আটক করে । তার ¯ ^ xKv ‡ ivw ³ মোতাবেক ঘোড়াঘাট থানা পুলিশ অনেক গরম্ন চোর গ্যাং এর সন্ধান পায় । ্অজ্ঞাত কারনে গরম্ন উদ্ধার ও গরম্ন চুরির সাথে জড়িত গরম্ন চোরদেরকে গ্রেফতার করা হয়নি । এর রহস্য উদঘাটনে সংশিস্নষ্ট উর্ধতন কর্তৃপড়্গের কঠোর হসত্মড়্গেপ কামনা করেছেন ভুক্তভোগী নূরজাহানপুর গ্রামের মানুষ ।
আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে ইন্ডিয়ান গান গাই . . . হি হি হি
লিখেছেন : মেঘলা আকাশ ও বিষন্ন মন ৩০ মার্চ ( বুধবার ) , ২০১১ ১ : ৫৭ পুর্বাহ্ন
বাবাকে নিয়ে লেখার অনুরোধ এসেছে । আমার বাবা ছিলেন একজন পুলিশ অফিসার । তাকে পাক বাহিনী ১৯৭১ সালের মে মাসে গুলি করে হত্যা করে । তিনি ছিলেন একজন লেখক . একজন শখের ফটোগ্রাফার , একজন পামিস্ট একজন নিউমেরোলজিস্ট . . . সর্বোপরি তিনি ছিলেন আমাদের প্রিয় বাবা । বাবা না বলে বন্ধু বলাই ভালো । তিনি আমাদের বন্ধুর মতোই ছিলেন । তিনি আমাদেরকে লিখতে উৎসাহিত করতেন তিনি , আমাদের আঁকতে উৎসাহিত করতেন . . . তার কারণেই আমরা ভাই বোনেরা লেখক শিল্পী হয়েছি ।
নাটোর , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : নাটোরে পেট্রোল দিয়ে ট্রাক পুড়িয়ে দেয়ার ঘটনায় আটক ৫ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত । আজ মঙ্গলবার দুপুরে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিয়াকত আলীর আদালত এ রিমান্ডের আদেশ দেন । মামলার তদন্ত কর্মকর্তা নাটোর সদর থানার এসআই জালাল উদ্দিন শীর্ষ নিউজ ডটকমকে জানান , ঘটনার সাথে জড়িত আটক তেবাড়িয়া এলাকার রফিকুল ইসলাম , মোহাম্মদ আলম , মামুনুর রশিদ , মাসুদ রানা ও মামুনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিয়াকত আলীর আদালতে নিয়ে শুক্রবার ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয় । আদালত আটকৃতদের জেল হাজতে প্রেরণ করে । শুক্রবার ছুটির দিন রিমান্ডের শুনানি হয়নি । পরে আজ মঙ্গলবার আদালত শুনানি শেষে রফিকুল ইসলাম , মোহাম্মদ আলম , মামুনুর রশিদ , মাসুদ রানাকে ৩ দিনের ও মামুনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত । তিনি আরো বলেন আজ রাতেই আটককৃতদের রিমান্ডে নেয়া হবে । উল্লেখ্য , বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে বুধবার গভীর রাতে নাটোরের তেবাড়িয়া এলাকায় হরতাল সমর্থিত পিকেটাররা আমবোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় । এ সময় আম ব্যবসায়ী শরিয়ত পুরের আইয়ুব আলীর ছেলে মোশারফ পুড়ে গুরুতর আহত হয় । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোশারফ মারা যান । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / সস / ১৪ . ৫৬ . )
এগুলো ছাড়া আপনাদের কারো কাছে বাংলায় ধর্মীয় জিজ্ঞাসার উত্তর দেয়া হয় এমন কোন সাইটের ঠিকানা থাকলে জানালে সবাই উপকৃত হবে ।
@ এনামুল রনি , হাদীছ শরীফ মওজু এর দলীল দিতে হবে । একজনের কথা তো গ্রহন যোগ্য নয় । অন্যরা তো সীহহ্ বলেছেন । দলীল ছাড়া মুখস্তভাবে মুরব্বীদের গোমরাহী ফতোয়া নিয়ে লাফা লাফি না করে হক্ব তালাশ করাই উচিত ।
আবু জারীর বলেছেন : এরকম ঘটানা আর যেন নাঘটে ।
বিষাক্ত রাসায়নিক দিয়ে পাকানো ফলমূলে ঠাকুরগাঁও বাজার সয়লাব । আগে ব্যবসায়ীরা ফল পাকাতে কার্বাইড ব্যবহার করলেও এখন এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি নতুন রাসায়নিক । ইতোফোন দলের ভারতীয় রাসায়নিক রাইজার , কমোড ও হারভেস্ট মূলত ব্যবহূত হতো ফল - ফুলের আকার বড় করতে ও ফলন বাড়াতে । তবে এখন ব্যবসায়ীরা এই রাসায়নিকটি ফল পাকাতে ব্যবহার করছেন । রাসায়নিকটির সুবিদা হলো , ফল না পাকলেও ফলের রং ধারণ করে প্রাকৃতিকভাবে পাকানো ফলের মতো । ১১০ টাকা মূল্যের এক বোতল ইতোফোনে ৫০ মণের মতো ফল পাকানো সম্ভব । ঠাকুরগাঁওয়ের বিভিন্ন আম , লিচু ও কলা বাাগনে সরেজমিনে ঘুরে দেখা গেছে , বাগান মালিকরা ফল টাটকা রাখতে ফরমালিন ব্যবহার করছে । এর সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইতোফোন । মানবশরীরের জন্য বিষাক্ত এ রাসায়নিক দেদারসে ব্যবহার হলেও এগুলো দেখার যেন কেউ নেই । ডাঃ জেড আর সুমন জানান , রাসায়নিক মিশ্রিত এসব ফল খেলে মানুষের পাকস্থলি , লিভার ও কিডনিতে মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে । ঠাকুরগাঁওয়ে এক আমবাগান মালিক শহীদ জানান , সব আমের বোটার নিচে কাল দাগ পড়ছে তা পরিষ্কার করতে গাছে থাকা অবস্থায় আমের গায়ে শ্যাম্পু ও বোরণ মিশ্রিত পানি সপ্রে করছেন । আম , লিচু এবং কলায় পাকা ফলের রং আনতে ব্যবহার করছেন হরমোন জাতীয় ওষুধ । ফলের রং ভাল না হলে বাজারে চাহিদা এবং দাম কমে যায় বলে তিনি জানান । কৃষি অফিসের পরামর্শে তারা এ কাজ করছেন বলে দাবি করেন তিনি । ঠাকুরগাঁও কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ - পরিচালক বেলায়েত হোসেন জানান , অসাধু ফলবাগান ও ব্যবসায়ীদের বিরুদ্ধে শিগগির অভিযানে নামতে যাচ্ছে ভ্রাম্যমাণ আদালত ।
আমরা সব - ই খাই । আমাদের সন্তানেরা কখনো হয়তো ভুল করে কপালে হাত রাখে । পরক্ষণেই গেমস খেলতে চলে যায় । আমাদের স্বামীরা বা স্ত্রীরা টিভি সিরিয়াল , ইন্টারনেট , ব্লুফিল্ম , ব্যায়ামাগার , পরকীয়া প্রেম , রূপচর্চা ইত্যাদি নিয়ে বিজি থাকে । এদিকে প্রচণ্ড জ্বর আমাদের হাড় - মজ্জার ভেতরে ঢুকে পড়ে ! জ্বরের ঘোরে আমরা রাতভর হাঁটাহাঁটি করি । ডাইনিংয়ে যাই । ফ্রিজ খুলি আর এক গ্লাস করে পানি খাই । তেষ্টা পেলে ফের যাই । ফের ফ্রিজ খুলি । ফের পানি খাই । জ্বরে বেহুশ অবস্থায় বিছানা আর ফ্রিজ করি । ফ্রিজ আর বিছানা করি । জ্বরগ্রস্ত বলে আমাদের স্মরণ হয় না - এক বোতল পানি শোবার ঘরে এনে রাখলেই হয় । তাহলে তো এই ফ্রিজ - বিছানা করতে হয় না । জ্বরাক্রান্ত বলে আমরা এমন পাগলামি করি । কিন্তু আমাদের পরিবারের কেউই একবোতল পানিও হাতের কাছে এনে রাখে না ! সন্তানেরা , স্বামীরা , স্ত্রীরা ঘুরে যায় আর বলে - ' কি খাইবা ? ' ' ভাত খাও ? ' ' রুটি খাও ? ' ' বার্গার খাও ? ' ' পরোটা কাবাব খাও । ' ' চা খাও । ' ' বেশি বেশি পানি খাও । '
তিনি আরো জানান , এর বাইরে ৩০ হাজার টাকার সমপরিমাণ অর্থ কুরবানি ও খাওয়া - দাওয়ার খরচের জন্য সঙ্গে নেয়ার জন্য প্রত্যেক হজ্বযাত্রীকে পরামর্শ দেয়া হচ্ছে ।
এখানে আপানার দুটি মন্তব্য পরস্পরের বিপক্ষে হয়ে গেল না ? আপনি যদি অস্বীকার না করেন তাহলে ভুল গুলো দেখিয়ে দিলে তাকে পিছনে টানা বলেন কেন ? আমার কথা হল একজন মানুষকে যদি তার খারাপ দিক গুলি দেখিয়ে দেয়া না হয় তাহলে সে কি সঠিক গন্তব্যে যেতে পারবে অর্থাৎ একজনের সামনে যদি দুটি পথ থাকে এবং তাকে যদি বলে না দেয়া হয় তাহলে সে ভালো পথেও যেতে পারে এবং খারাপ পথেও ।
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ফকদনপুর গ্রামে ব্যবসায়ী আবুল কালাম আজাদের আম বাগান একদল সন্ত্রাসী প্রায় ২ ' শ গাছ কেঁটে ফেলে দিয়েছে । পুলিশ সুত্রে জানা যায় , গত শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার ফকদনপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদের বাগানে সেলিম , আইয়ুব আলী , আইনুদ্দিন , পরাগ , আব্দুল রহমান , আব্দুল জব্বার , নুরুল , সহিমউদ্দিনসহ ২০ / ২৫ জনের একদল সন্ত্রাসী প্রায় ২ ' শ আমসহ অন্যান্য গাছ কেঁটে ফেলে । সন্ত্রাসীরা দীর্ঘ দিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল । আবুল কালাম আজাদ চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তাকে প্রকাশ্য মেরে ফেলার হুমকি দেয় । এ ঘটনায় আবুল কালাম আজাদ বাদী হয়ে ঠাকুরগাঁও থানায় সেলিম , আইয়ুব আলী , আইনুদ্দিন , পরাগ , আব্দুল রহমান , আব্দুল জব্বার , নুরুল , সহিমউদ্দিনসহ ২০ জনকে আসামী করে গতকাল শনিবার ঠাকুরগাঁও থানায় একটি মামলা দায়ের করে । রহিমানপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নুকে জানায় ।
আবার ফোন করলাম মধ্যমগ্রাম থানায় । তারা জানাল তাদের গাড়ি ভাঙচুর হয়েছে , কিছু করার নেই । চাইলে নিজেরা পৌরসভায় ফোন করে জানাতে পারি , নম্বরও দিল ।
পৃথিবীর ইতিহাসে একমাত্র জাতি ' বাঙালি ' , যারা জীবন দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছে । বাঙালি জাতির সূর্য সৈনিকরাই , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল । যে যোদ্ধারা দক্ষ পাক বাহিনীকে মাত্র ৯ মাসের ব্যবধানে পরাজিত করে দেশ স্বাধীন করার মতো গৌরব উজ্জ্বল ইতিহাস নির্মাণ করেছে । পরাধীনতার শৃঙ্খল ভেঙে আমরা এখন স্বাধীন , সার্বভৌম দেশের নাগরিক । কিন্তু স্বাধীন মানেই কি ইচ্ছামতো চলা , বলা , ভাঙচুর করা , গাড়ি . . . বিস্তারিত
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » রংমহল ও প্রজন্ম ফোরামের কয়েকটি মজার স্টাটাস ও প্রফাইল পিকচার
তারেক ভাইয়ের জলদি দেশে আসা কামনা করি , কারন বাংলাদেশ এবং বিশ্বের প্রথম বায়োনিক মাজাওলা প্রধান মন্ত্রি দেখনের খুব শখ । আমরা আবাল পাবলিক ঐ বায়োনিক মাজায় প্রতিদিন গিয়া চুমা দিমু আর উনি দয়া করে আমাদের হোগা মেরে আমাদের ধন্য করবেন . . .
মনোদৈহিক দাহ সমাপ্ত হলে হালের হাওয়া বইছে উর্ধ্বমুখী নতুজানু হয়ে বসে আছে অভাবগ্রস্থ ভুল সূর্যমুখী ।
সোমবার রয়টার্স জানায় , জাহাজ ডুবির ২০ঘন্টা পর মৃতদেহগুলো উদ্ধার করা হয় । উদ্ধার তৎপরতা এখনো চলছে ।
ইসলামী সংগঠনগুলোর দাবি , হরতালের প্রথম দিনে তাদের দেড় হাজারের বেশি নেতাকর্মী আটক হয়েছেন । আটক হওয়াদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব নেজাম উদ্দিন , বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা নেজাম উদ্দিন , সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির , সম্মিলিত মাশায়েখ পরিষদের যুগ্মমহাসচিব ড . খলিকুর রহমান মাদানী , খেলাফত মজলিসের পল্টন থানার সভাপতি হাফেজ সামছুল আলম , জাতীয় ওলামা পরিষদের মহানগর সভাপতি দ্বীন মো . কাশেমিও ছিলেন ।
অনেক দিন তো হয়ে গ্যালো । মাঝে মাঝে পুরোনো দিনের কথা মনে হয় । ভাবি , কতো আলাদা ছিলো সে জীবন । আপনারা যারা আমার মতো বুড়া তারা দেখুন তো আপনাদের সাথে আমার ছোটোবেলার কোনো মিল পান কিনা ! ১ । আমার এখনো মনে আছে সে আমলে ৫০ পয়সা দিয়ে ঈগলু ললি কিনে খেতাম আর হাত দিয়ে . . .
লিখেছেন : মোহাম্মদ মুনিম | ২৭ মার্চ ২০১০ , শনিবার | ১৩ চৈত্র ১৪১৬
আসসালামু আলাইকুম , রওনক ভাইয়া , কেমন আছেন ? আমিও আপনার মতো একজন ইতালী প্রাবাসী ব্লগার । আপনার ব্লগটি দেখে খুবই ভাল লাগলো ।
কিন্তু এমন কিছু শব্দ আছে যে গুলোকে কোন ভাবেই শ্রেনীভুক্ত করা যায়না , দেখুন - ঝমাঝম রেলগাড়ীর শব্দ , কনসার্ট , মাঝরাতে শিয়ালের ডাক , সাইকেলের ক্রিং ক্রিং , বাচ্চার কান্না , মায়ের বকুনি , বজ্রপাত , আঙ্গুল ফোটানো , ভোর বেলা মোরগের ডাক ইত্যাদি ।
আপনি সহজেই এই লেখাটি ফেসবুক একাউন্টে পোস্ট করে আপনার বন্ধুদের দেখাতে পারেন !
ছোলা আমদানী প্রক্রিয়া শুরু করার পর স্থানীয় বাজারে এর বিপুল প্রভাব পড়েছে । বর্তমান বাজার প্রতি কেজি ছোলার মূল্য ৬০ টাকা । আমদানী ও রপ্তানী কারক আলহাজ্ব মোঃ হাশেম এ প্রতিনিধিকে জানান - মিয়ানমার থেকে আরো প্রচুর ছোলা আমদানী আসার পথে । যদি আবহাওয়া অনুকূলে থাকে অচীরেই এসব ছোলা মিয়ানমার থেকে টেকনাফ স্থল বন্দরে পৌছাবে ।
বার্ন ইউনিট সূত্র ও নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে । প্রসঙ্গত , গত বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম নিয়ে আসার সময় নাটোরে ট্রাকে আগুন দেয় হরতালকারীরা । এতে তাঁর শরীরের ৯০ ভাগ পুড়ে যায় । জীবন - মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মোশাররফকে ওইদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় । হাসপাতালের বেডে শুয়ে ভাঙা গলায় মোশাররফ ঘটনার বর্ণনা দেন এভাবে , ' আমরা কানসাট হাট থিকা আইতাছিলাম । নাটোর শহরের কাছাকাছি আইছি ( নাটোর শহরে ঢোকার মুখে , তেবাড়িয়ায় ) । হঠাৎ দেহি রাস্তার উপরে কয়ডা গাছ ফেলানো । ড্রাইভার জায়গায় ব্রেক করল । গাড়ি থামার লগে লগে ১০ - ১৫টা পোলা দৌড়ায়া আইল । কয়েকজনের হাতে লাডি আর বোতল । কয়েকজন ঢিলাইতে শুরু করল । আর কয়েকজন আইয়াই বাইড়ানি শুরু করল । এর মধ্যে একজন বোতল মারল । এক মিনিটের ভিতরেই পুরা গাড়ির ভিতরে আগুন ধইরা গেল । আমি পড়ছি আগুনের মইধ্যে । আমি বাইরাইতে পারতাছিলাম না । জানালা দিয়া লাফ দিলাম , পড়লাম জঙ্গলের ( ঝোপ ) ওপর । হেরপর দুইডা পোলা দৌড় দিয়া আয়া আমারে উডাইল । আমারে পুড়া দেইখা হ্যারা আমারে ফালাইয়া দৌড় দেয় । ' মোশাররফের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরায় । ঢাকার হাজারীবাগ , কোম্পানীঘাটে বাবা - মার সঙ্গে থাকতেন তিনি । মোশাররফের বাবা আইয়ুব আলী ফুটপাতে কলা বিক্রি করেন ।
রুহুল আমিন রুহেল : আমরার সমাজো আরো কিছু মানুষ আছইন যারা মানুষ দেখাইবার লাগি ফুড়ীর লগে মাল মাত্তা দিয়া প্রমান করইন তাইন কতো বড় ধনী । কেউ যুদি ফুড়ীর বাফরে জিকা করে " অত জিনিস দিবার দরকার কিতা " বাফে বড় রসাইয়া তৃপ্তির হাসির এক ঝলক মিশাইয়া কইন ।
বাড়ি বাড়ি গিয়ে শেষ মূহুর্তে পছন্দের প্রার্থীদের প্রতিক মনে করিয়ে দিয়ে আসছেন তারা । নির্বাচন অবাধ , নিরপে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা । সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদরের ইউনিয়ন পরিষদ নির্বাচন ' ১১ এর সমন্বয়ক আমির আবদুলাহ মোহাম্মদ মনজুরুল করিম জানিয়েছেন , ৬ টি ইউনিয়নে ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে । নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ল্েয বিজিবির ৩ টি স্ট্রাইকিং ফোর্স ও পুলিশের ১২ টি মোবাইল টিম কাজ করবে । এবার ৬ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৬৭ হাজার ২৯ জন । পুরুষ ভোটার হলেন ৩৩ হাজার ৩৭৯ জন আর মহিলা ভোটার রয়েছে ৩৩ হাজার ৬৫০ জন । এর মধ্যে ঈদগাঁও ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ১৩০ জন । তৎমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ১৮০ ও মহিলা ভোটার ৭ হাজার ৯৫০ জন । ইসলামাবাদ ইউনিয়নে মোট ভোটার ১৩ হাজার ১৫৮ । পুরুষ ৬ হাজার ৪০৯ ও মহিলা ৬ হাজার ৭৪৯ জন । ইসলামপুর ইউনিয়নে মোট ভোটার ৯ হাজার ৩৮ জন । পুরুষ ৪ হাজার ৪২৭ ও মহিলা ৪ হাজার ৬১১ জন । জালালাবাদ ইউনিয়নের মোট ভোটার ৭ হাজার ৮১৪ জন । পুরুষ ৩ হাজার ৮১০ ও মহিলা ৪ হাজার ৪ জন । চৌফলদন্ডী ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৪৪৩ । পুরুষ ৭ হাজার ৮৫ ও মহিলা ৭ হাজার ৩৫৮ জন । পোকখালী ইউনিয়নে মোট ভোটার ৭ হাজার ৪৪৬ । পুরুষ ৪ হাজার ৪০৮ ও মহিলা ৩ হাজার ৩৮ জন । মোট ভোট কেন্দ্র ' র সংখ্যা ৫৬ টি আর বুথ সংখ্যা ২১৯ টি । এর মধ্যে ঈদগাঁও সদর ইউনিয়নের ৯ কেন্দ্রে ৪২ , ইসলামপুর ইউনিয়নের ৯ কেন্দ্রে ২৮ , ইসলামাবাদ ইউনিয়নের ৯ কেন্দ্রে ৩৯ , জালালাবদ ইউনিয়নের ৯ কেন্দ্রে ২৭ , চৌফলদন্ডী ইউনিয়নের ৯ কেন্দ্রে ৪০ ও পোকখালী ইউনিয়নের ৯ কেন্দ্রে ৩৬ টিসহ সর্বমোট ২১৯ টি বুথে ভোট গ্রহন করা হবে । ৬ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ৫১জন । পুরুষ মেম্বার ২৮০ জন , মহিলা মেম্বার ৭১ জন । ঈদগাঁও ও চৌফলদন্ডী ইউনিয়নের রিটার্নিং অফিসার ও সদর উপজেলা ভারপ্রাপ্ত শিা কর্মকর্তা আবু আহমেদ জানান , ঈদগাঁও ইউনিয়নে ১০ জন এবং চৌফলদন্ডী ইউনিয়নে ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন । ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম ( তালা ) , সোহেল জাহান চৌধূরী ( গরুর গাড়ি ) , মাওলানা ফাজেল ইবনে শরীফ ( আনারস ) , খালেদ হাছান চৌধূরী ( মাইক ) , মোহাম্মদ ফেরদাউস ( জাহাজ ) , ফরিদুল আলম ( দেওয়াল ঘড়ি ) , মোহাম্মদ আবু তাহের চৌধূরী ( টেলিফোন ) , মোঃ শরাফত উলাহ ( লুতু ) ( কাপ পিরিচ ) , এইচ . এম . সোলতানুল ইসলাম ( দোয়াত কলম ) ও হুমায়ুন তাহের চৌধূরী হিমু ( চশমা ) । চৌফলদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন মোহাম্মদ নুরুচ্ছবিহ ( তালা ) , মোহাম্মদ আলম ( আনারস ) , মোহাম্মদ হাবিব উলাহ ( দেওয়াল গড়ি ) , মোস্তাক আহমদ ( গরুর গাড়ি ) ও নুরুল ইসলাম ( কাপ পিরিচ ) । ইসলামাবাদ ও ইসলামপুর ইউনিয়নের রিটার্নিং অফিসার ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তফা জামান জানান , ইসলামাবাদে চেয়ারম্যান পদে ৯ জন ও ইসলামপুরে চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন । ইসলামাবাদে চেয়ারম্যান প্রার্থীরা হলেন মোহাম্মদ নুর ছিদ্দিক ( টেলিফোন ) , এম . রুহুল আমিন ( তালা ) , জাফর আলম ( আনারস ) , নরুল ইসলাম ( জাহাজ ) , লুৎফুর রহমান আযাদ ( গরুর গাড়ী ) , জাফর আলম হেলালী ( চশমা ) , নুরুল হক ( দেওয়াল ঘড়ি ) , মোহাম্মদ শাহাজাহন ( দেয়াত কলম ) ও সেলিম আকবর ( কাপ পিরিচ ) । ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান মনজুর আলম ( তালা ) , আবদুল কাদের মাষ্টার ( আনারস ) , মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক ( দেওয়াল ঘড়ি ) , নুরুল আজিম ( গরুর গাড়ি ) ও শফিকুর রহমান ( দোয়াত কলম ) । পোকখালী ও জালালাবাদ ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান জানান , পোকখালী ইউনিয়নে চেয়ারম্যন পদে ১০ জন ও জালালাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন । পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান মৌলভী ফরিদুল আলম ( আনারস ) , নুরুল ইসলাম লেদু ( টেলিফোন ) , এম . আবদুলাহ খাঁন ( দেওয়াল ঘড়ি ) , শাহে এমরান ( কাপ পিরিচ ) , ফিরোজ আহমদ ( গরুর গাড়ি ) , কবির আহমদ ( চশমা ) , মোহাম্মদ সাইফুদ্দিন ( মাইক ) , রফিক আহমদ ( জাহাজ ) , শফিউল ইসলাম ( দোয়াত কলম ) ও মোহাম্মদ মহিদুলাহ ( তালা ) । জালালাবাদের চেয়ারম্যান প্রার্থীরা হলেন সাবেক চেয়ারম্যান আমান উলাহ ফরাজী ( গরুর গাড়ি ) , ডাঃ আলহাজ্ব আমির সোলতান ( তালা ) , ফরিদুল আলম ( আনারস ) , ছব্বির আহমদ এম . এ ( দেওয়াল ঘড়ি ) , মেহেনুর আক্তার পাখি ( জাহাজ ) , নুরুল মোস্তফা ( টেলিফোন ) , মিজানুর রহমান ( চশমা ) , শাহাব উদ্দিন সবুজ ( দোয়াত কলম ) ও কামাল উদ্দিন সোহেল ( কাপ পিরিচ ) । এদিকে ৬ ইউনিয়নের চেয়ারম্যান , মেম্বার ও সংরতি মহিলা পদে ৪০২ জন প্রার্থী এখন শেষ মূহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন । কোন কোন প্রার্থী টাকার বিনিময়ে ভোট কিনতে মরিয়া হয়ে উঠেছেন । কোন কোন ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থীরা অনেক কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে কেন্দ্র দখলসহ নানা অপ্রীতিকর ঘটনার আশংকা করছেন । চেয়ারম্যান পদে প্রায় প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ , বিএনপি , জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট সমর্থিত প্রার্থীর পাশাপাশি রয়েছেন অনেক স্বতন্ত্র প্রার্থীও । তবে ইসলামাবাদ ও ইসলামপুর ইউনিয়নের ভোটার তালিকা সংক্রান্ত রীট পিটিশনের প্রেেিত হাইকোর্ট রুল জারী করায় উক্ত দু ' ইউনিয়নের নির্বাচন কাল ১০ জুলাই সম্পন্ন না হওয়া পর্যন্ত ইউনিয়ন দু ' টির ভোটারদের মাঝে বিরাজ করছে অনিশ্চয়তা । কিন্তু উপজেলা ইউপি নির্বাচন সমন্বয়ক ইউএনও আমীর আবদুল্লাহ বলেছেন - নির্বাচন কমিশনের পক্ষ থেকে খোন প্রকার নির্দেশনা না আসায় অন্য চার ইউপির মতো এ দু ' ইউপিতেও ভোট গ্রহনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে । ॥ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা ॥ এ সব ইউনিয়নের মধ্যে জালালাবাদের বাহারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় , জমিরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় , মিয়াজীপাড়া এবতেদায়ী মাদ্রাসা , ঈদগাঁও ইউনিয়নের মাছুয়াখালী , কালিরছড়া , ভাদীতলা ও মাইজপাড়া , ইসলামপুরের ৫ নং ওয়ার্ড নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র , বামনকাটা , ধর্মের ছড়া , চৌফলদন্ডীতে মাইজপাড়া , পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয় , ইউনিয়ন পরিষদ , পোকখালীতে পশ্চিম গোমাতলী ৮ নং ওয়ার্ড , পূর্ব গোমাতলীর ৯ নং ওয়ার্ড ও নাইংদিয়া ৬ নং ওয়ার্ড , ইসলামাবাদে টেকপাড়া , জল দাশপাড়া , ইউছুপেরখীল , জাহানারা বালিকা ও খোদাইবাড়ী ওয়াহেদারপাড়া কেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার আশংকা করছেন সচেতন ভোটাররা । এমনকি অনেক প্রার্থী এ সব কেন্দ্রের অতিরিক্ত নিরাপত্তা দেয়ার জন্য সংশিষ্ট বিভাগে আবেদনও করেছেন । এসব আবেদন মাথায় রেখে নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে ১৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবির ষ্ট্রাইকিং ফোর্সের ৩টি টিম , পুলিশের ১২টি মোবাইল টিম ও আনচার সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারীর চাঁদরে ঢেকে ফেলা হয়েছে নির্বাচনী এলাকা । ইউনিয়ন গুলির স্পর্শকাতর স্থানগুলোতে গতকাল থেকে নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা টইল দিতে শুরু করেছে । অপর দিকে স্ব স্ব ইউনিয়নের প্রার্থীরা গতকাল রাত ১২ টা পর্যন্ত শেষ মুহুর্তের ঘাম ঝরানো প্রচার প্রচরনা চালিয়েছে । ৬ ইউনিয়নের বিশাল জনগোষ্টি ১০ জুলাই তাদের ভবিষ্যতের ইউনিয়ন কর্ণধার নির্বাচনে ব্যলট বিপ্লব ঘটানোর চুড়ান্ত প্রহর গুনছেন ।
টাঙ্গাইল , ২৭ জুন : টাঙ্গাইলের মির্জাপুরে ১০০ রাউন্ড গুলি ও বিদেশি পিস্তলসহ এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার ভোর পাঁচটার দিকে ঢাকা - টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা এলাকা থেকে বেনজির আহমেদকে ( ১৮ ) গ্রেফতার করে পুলিশ । গ্রফতারকৃত বেনজির চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের বাসিন্দা । মির্জাপুর থানার . . . . বিস্তারিত »
শুরুতেই কয়েকটা জিনিস ক্লীয়ার করা দরকার - আজকাল সবাই বেদম নোট লিখতাছে . . . দেইখা আমারো নোট লেখার ' ' থাকবো নাকো বদ্ব ঘরে ' ' টাইপ শখ জাগলো . . . আর সামু তে কাউরে কিছু কইলেই ' ' ট্যাগ করলা ক্যান ' ' , ' ' ওরে খাইছে , মোরে ট্যাগ কইচ্ছে ' ' কত হেনতেন ; সেই হিসেবে ফেবুতে প্রেমসে ট্যাগ করা যায় . . . কেউ কিছুই কয়না . . . এই আনন্দটা নেয়ার জন্য সবাইরে ট্যাগ কইরা দিছি এই নোটে
বৃষ্টি বালক বলেছেন : আল্লাহ্ যেন আপনার মা - বাবাকে মাফ করে দেন এবং বেহেস্ত নসিব করুক । ( আমীন )
- এ্যা দেরী নাই , আই টি , আমি না আসার আগেই খুইল্লা ফেলসোস
খোঁপায় তারার ফুল এটিএন বাংলায় ঈদের আগের দিন রাত ১১ . ৩০ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ নাটক ' খোঁপায় তারার ফুল ' । শামীম আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রফিকউল্লাহ সেলিম । নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয়ে - দিতি , বাবুল আহমেদ , আজিজুল হাকিম , মুক্তি , সায়েম সামাদ , মিস্টি , কেয়া চৌধুরী , মঞ্জুর মোর্শেদ প্রমুখ ।
বাগেরহাট , ৯ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : বাংলাদেশের সিডর বিধ্বস্ত মানুষের জন্য ভারত সরকারের বন্ধুত্বের নিদর্শন হিসেবে দেয়া ২ হাজার ৮শ ঘরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সোলার প্যানেল সংযুক্ত . . . . বিস্তারিত পড়ুন »
দীর্ঘদিন ব্রিটেনে বসবাসরত লেখিকা সুনাম মনির এবারেরবই মেলা একটু ভিন্ন স্বাদের । কারন এই বই মেলায় এসেছে তার কবিতার বই এক মায়াবী রাতের কাব্য । বইটি প্রকাশ হয়েছে নন্দিতা প্রকাশনী । প্রবাসী এই লেখিকার সন্তানেরা বাংলা ভাষা খুব একটা বুঝতে পারেনা । তাই নিজের সন্তানকে বাংলা ভাষার সাথে পরিচয় করার জন্য তার এই লেখা লেখীর উদ্দেশ্য । তিনি বলেন আমি লিখি বাংলা ভাষার টানে , আমার দেশের টানে । আমি চাই আমার সন্তান যেন বাংলা ভাষাকে আপন করে রাখতে পারে তাদের অন্তরে । বই মেলা যে প্রানের মেলা তা এখানে না আসলে বুঝতে পারতাম না । আমি চাই সারা পৃথিবী ব্যাপি বাংলা ভাষা ভাষী মানুষ যেন এখানে শিকড়ের সন্দানে ছুটে আসে । ইমরান রাজন
রাবি , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( রুয়েট ) শিক্ষক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নীল প্যানেল থেকে ড . এন এইচ এম কামরুজ্জামান সরকার হিরো . . . . বিস্তারিত পড়ুন »
আঁচড় । চর , নৃ - নদী । দাগগুলো শুকিয়ে যায় । চিহ্ণ শুকায় না
লোকটি তার মোবাইল এ তার সিম ভরলো , এবং রাজুর নাম্বারে ডায়াল করার পর বুঝতে পারলাম ডিজিট একটা কম লিখেছি । তারপর একটা লোপ চললো , যতক্ষণ পর্যন্ত মোবাইল নাম্বার ঠিক না হবে মোবাইল খোলা এবং আমার নতুন করে ভরা ।
দেখতে দেখতে একুশে বইমেলার শেষ ধাপে পা পড়লো । স্মৃতির আঙ্গিনায় পা ফেলা এখন সময়ের ব্যাপার মাত্র । ভাষার মাসের আবেগের জোয়ারে অনুভূত হচ্ছে অনাকাঙ্খিত ভাটার টান । ভাষা শহীদদের স্মরণে রচিত গানের করুণ মুচ্র্ছনার রেশ অনেকটা ীণ এখন । ক ' দিন পর এ রেশ আর কানে বাজবে না । ব্যস্ত সময় কাটবে না আর বইমেলা প্রতিদিনের বুলেটিনের কাজে । সানি্নধ্য পাওয়ার সুযোগ থাকবে না সাংবাদিক , সাহিত্যিক আনিসউর রহমান ভাইয়ের । চোখে পড়বে না মনির ভাই , ফারুক , সাঈদুরের হাসি হাসি মুখ । ছায়া সঙ্গী ডাল্টন অবশ্য থেকে যাবে । আর সবাই দুলবে কেবল স্মৃতির দোলনায় । ভাগ্য ভালো হলে আগামী মেলায় হয়তো আবার দেখা হবে সবার সাথে ।
এম জিললুর রহমান : আলোকিত দিন গড়ার শপত নিন - নতুন প্রজন্মের নেতৃত্বের সুযোগ দিন । পৌরবাসির শাষক নয় - সেবক হতে চাই । এই শ্লোগানকে সামনে রেখে পিতার পথ অনুসরন পূর্বক পৌরবাসির সেবা করার প্রত্যাশায় আসন্ন নির্বাচনে সাতক্ষীরা পৌরসভার মেয়র প্রার্থীতার ঘোষনা দিয়েছেন সাবেক ছাত্র ও যুবনেতা উদিওমান আওয়ামী রাজনীতিক মাহমুদ আলী সুমন । তিনি সাবেক সাংসদ সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম এ্যাড এ . এফ . এম এন্তাজ আলীর জেষ্ট্য পুত্র । সম্প্রতি দৈনিক আজকালের খবর এর সাথে একান্ত সাক্ষাত কারে বলেন
আমরা সকলেই ভিডিও এডিটিং এর জন্য Adobe Premiere Pro সফটওয়্যারটির সাথে পরিচিত , কিন্তু এই সফটওয়্যারটির ব্যাবহার কিছুটা জটিল হওয়ায় অনেকেই এটি ব্যাবহার করতে চায় না অথবা ব্যাবহার করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হয় । তাই আজকে আমি আপনাদের সাথে অ্যাডোবি এর আরেকটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি । সফটওয়্যারটির নাম Adobe Premiere Elements এটিও প্রিমিয়ার সিরিজেরই …
প্রশ্ন ( ১৯ / ৯৯ ) : আমি একজন রাজমিস্ত্রী । অনেক সময় হিন্দুর বাড়ীতে কাজ করতে হয় । তখন খাওয়ার প্রয়োজন পড়ে । তাদের বাড়ীতে খাওয়া যাবে কি ? - শরীফ চাঁদপুর , খুলনা । উত্তর : তাদের হাতে যবেহকৃত প্রাণী না হলে খায় যাবে । রাসূলুল্লাহ ( ছাঃ ) এবং তাঁর ছাহাবীগণ মুশরিক মহিলার পাত্র হ ' তে পানি নিয়ে পান করেন ( বুখারী , মুসলিম , মিশকাত , বুলূলুল মারাম হা / ২০ ) । অমুসলিমদের দ্বারা যবহকৃত বলে নিশ্চিত হ ' লে তা ' বিসমিল্লা - হ ' বলে খেয়ে হালাল করা যাবে না ( বাক্বারাহ ১৭৩ ; মায়েদাহ ৩ ) ।
২ ভূঁড়িখানা সুবিশাল , গোঁফহীন দাড়ি নুরানী চেহারা আমার , মাথায় পাগড়ী । ভূরিভোজ অতিপ্রিয় , খাই বাড়ী বাড়ী কাম - কাজে পিছু হাঁটি , বেজায় আনাড়ী । থাকি আমি মসজিদে , ভাড়া - ভুতো নাই আরবী পড়িয়ে সাথে বাড়তি কামাই । বেতনটি মাসে পাই ঠিকঠাক মত ভাগ নিই সাথে ওঠে দান - খয়রাত যত । এলেম ভুলেছি সবই , ব্রেইনখানি ভোঁতা ওয়াজ - নসিহতে আমি শুধু মারি চোথা । আল্লাহ - খোদার ভয় হয়ে গেছে মাটি রিজিকের মালিক মানি - মসজিদ কমিটি । ওয়াজের ফাঁকে - ফাঁকে চোরা - চোরা তাকাই মেয়েছেলের চেহারা যদি দেখা যায় ! তাকালে পরের বার , হবে যে গোনাহ্ পোষাই পয়লাবারে , কে চাই পানাহ্ ? শকুনের চোখ যেন , দেখি ডান - বাম বলো দেখি কে আমি ? ( মসজিদের ) বেতনভোগী ইমাম ।
আমরা তিনজন ছিলাম । এক আমি যার দেওয়ার মত কোন পরিচয় নাই । ছিলেন শহরের একজন ক্লান্ত , বিভ্রান্ত মানুষ যিনি তার কৌমার্য হারিয়েছিলেন পতিতাদের কাছে ,
আপনার ভালো না লাগলে ভালো বলবেন কেন ? সেটি কি আমিও চাই ? ভালো লাগাটা আপেক্ষিক । আমারও একই অবস্থা হয় । বাবা শিখিয়েছিলেন , ভালো না লাগলে মুখের ওপর বলবে , ভালো লাগেনি । বাবা অবশ্য লেখাপড়া জানতেন না । প্রথম বয়েসে আমিও তাই করতাম । কিন্তু এখন আর পারি না । বিশেষকরে কোন মহিলার ক্ষেত্রে তো নয়ই । আপনার নির্লোভ মন্তব্যের জন্য আরও একবার সাধুবাদ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ; আজ রোববার চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত হয় । দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন , মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গ্লোবাল এন্টি ড্রাগ অর্গানাইজেশন - গ্যাডো বাংলাদেশ যৌথভাবে র্যালী ও আলোচনাসভার আয়োজন করে । সকাল সাড়ে ৯টায় ডিসি অফিসের সামনে থেকে পুলিষ সুপার মোঃ সাজ্জাদুর রহমানের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচী পালন শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয় । র্যালীটি শহর প্রদণি শেষে স্থানীয় শহীদ সাটু হলে আলোচনাসভায় মিলিত হয় । মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন , পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান , সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমিন , পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন , উপাধ্য ন . স . ম মাহবুবুর রহমান মিন্টু , মাহফুজুর রহমান বেনজু , মোঃ আবুল কালাম , ডা , মোঃ রবিউল আলম প্রমূখ ।
চমকে ওঠা মনটা নিয়ে ভাবতে বসি কি করা যায় ? - করবো যে - কী
১ নূরুল ইমলাম আনছার প্রামানিক ( সাবেক মেয়র পৌরসভা ) শেরকান্দি
গাইবান্ধা , ৭ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নে . . . . বিস্তারিত পড়ুন »
এখান থেকে অনেক দূরের এক দেশের কথা বলছি এখন । সময়টাও অনেক অনেক দিন আগের । তখনও চীন দেশের মহাপ্রাচীর তৈরি হয়নি । সে সময় সেখানে ছিল পাহাড় ঘেরা ছোট ছোট অনেক দেশ ।
ম রহমান , সূর্য , এবং বিন আরফান . পছন্দ করেছেন ।
নাটোরে সংখ্যালঘু পরিবারের ওপর আ ' লীগের নির্যাতন : ৭ জনের বিরুদ্ধে মামলা , গ্রেফতার ১ রাজশাহী অফিস ও নাটোর প্রতিনিধি নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের সন্ত্রাসীদের অত্যাচার - নির্যাতনে পালিয়ে বেড়াচ্ছে এক সংখ্যালঘু পরিবার । তারা ওই পরিবারের সদস্যদের মারধর করে তাদের বাড়িঘর আগুনে পুড়িয়ে দিয়েছে । পরিবারের মহিলা ও শিশুরা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে । এ বিষয়ে গড়িমসির পর শনিবার নির্যাতিত নব কুমারের দায়ের করা মামলাটি বড়াইগ্রাম থানা পুলিশ রেকর্ড করেছে । নব কুমার স্থানীয় আওয়ামী লীগ কর্মী আবদুর রাজ্জাক , তার ছেলে রেজাউল ও একই গ্রামের মান্নান ভূঁইয়ার ছেলে মামুনসহ ৭ জনের নামে বাড়ি পোড়ানোর অভিযোগে মামলা করেন । পুলিশ বাড়ি পোড়ানোর ঘটনায় জড়িত থাকায় আবদুর রাজ্জাককে তার বাড়ি থেকে শনিবার মধ্যরাতে গ্রেফতার করেছে । নাটোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম ও বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন শনিবার রাতে নব কুমারের পোড়ানো বাড়ি পরিদর্শন করেছেন । এদিকে বাড়ি পোড়ানোর ঘটনা সাংবাদিকদের জানানোয় গতকালও আবদুর রাজ্জাকের সহযোগীরা নব কুমারের ছোট ভাই শৈলেন্দ্রনাথকে প্রকাশ্যে খুঁজে বেড়াচ্ছে । নব কুমারের বৃদ্ধ মা নিরমলা দেবী বলেন , ওরা আওয়ামী লীগ করে । তাই ওদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না । আগের মামলাও তুলে নিতে হবে । কিন্তু আমার ছেলেরা ওদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করবে না । এ অপরাধে ওরা আমার ছেলের ঘর পুড়িয়ে দিয়েছে । ছেলে এবং নাতিকে ধরে নিয়ে দিনদুপুরে গাছের সঙ্গে বেঁধে পিটিয়েছে । সাদা কাগজে সই নিয়েছে । ওরা আমার তিন ছেলেকে গ্রাম থেকে বের করে দিয়েছে । আমার ছেলেদের যেখানে পাবে সেখানেই খুন করবে বলে হুমকি দিচ্ছে । এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পুলিশকে জানিয়েও কোনো কাজ হয়নি । ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মামুদপুর গ্রামে । বৃদ্ধা নিরমলা জানান , ১৯৯৯ সালে বড়াইগ্রাম মহিলা কলেজের সামনে স্থানীয় আওয়ামী লীগ কর্মী আবদুর রাজ্জাকের ছেলে রেজাউল করিমের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তার নাতি প্রদীপ কুমারকে রামদা দিয়ে কোপায় । এতে প্রদীপ কুমারের একটি হাত পঙ্গু হয়ে যায় । এ ব্যাপারে তার বাবা নব কুমার বাদী হয়ে বড়াইগ্রাম আমলি আদালতে রেজাউলসহ তিনজনের নামে মামলা করেন । মামলাটি এখনও চলছে । বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ওরা মামলাটি তুলে নেয়ার জন্য চাপ দিয়ে আসছিল । মামলা তুলে না নেয়ায় কিছুদিন আগে সন্ত্রাসীরা তার জমির পাট কেটে নেয় । এ ব্যাপারেও তিনি মামলা করেন । এতে ওরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে । ওরা প্রদীপের কাকা শৈলেন্দ্রনাথ প্রামাণিককে কয়েকদফা মারধর এবং বাড়িঘর লুটপাট করে । এসব ঘটনায় ১৩ জনকে আসামি করে আদালতে আরও একটি মামলা করেন । ২৫ ফেব্রুয়ারি সকালে সন্ত্রাসীরা প্রদীপ কুমারের বাড়িতে গিয়ে ওর বাবা নব কুমারকে মামলা ওঠানোর জন্য সাদা স্প্যাম্পে স্বাক্ষর করতে বলে । তাতে তিনি রাজি না হলে সন্ত্রাসীরা পরিবারের সদস্যদের সামনে বাবা - ছেলে ও মা সুধা রানীকে বেদম মারধর করে । তাতেও রাজি না হলে বাবা - ছেলেকে টেনে - হিঁচড়ে আবদুর রাজ্জাকের বাড়ি সংলগ্ন রাস্তার পাশে শিমুলগাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে বেদম মারধর করে । শেষ পর্যন্ত গলায় রামদা ধরে তাদের কাছ থেকে মামলা তুলে নেয়ার জন্য কাগজে সই নেয় । খবর পেয়ে বড়াইগ্রাম থানার উপ - পরিদর্শক হাবিবুর রহমান ঘটনাস্থলে গেলে তাকে বলা হয় এখানে সালিশ চলছে , পুলিশের থাকার দরকার নেই । পরে স্থানীয় লোকজন নব কুমার ও সুধা রানীকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার নব কুমার বলেন , ' জান বাঁচাতে কাগজে সই করিছিলুম । হাসপাতালে ভর্তি থাকায় মামলা তুলতে কোর্টে যেতে পারিনি । ওই অপরাধে গত বুধবার মধ্যরাতে ওরা আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে । এখন বাড়িতে আর কেউ নেই । ' নব কুমারের ছোট ভাই শৈলেন্দ্রনাথ বলেন , ওরা আমাকে ও আমার ছেলে বিদ্যুেক ২৫ ফেব্রুয়ারি বিকালে বাড়ি থেকে বের করে দিয়েছে । সেদিন থেকে পালিয়ে বেড়াচ্ছি । ছেলেটার পরীক্ষা ( এসএসসি ) চলছে । পাশের উপজেলায় সে পালিয়ে আছে । বাড়িতে মা ও শিশু বাচ্চা নিয়ে আমার স্ত্রী আছে । ওরা রাতে বাড়িতে গিয়ে জানালা - দরজায় ধাক্কা দিচ্ছে । হুমকি দিচ্ছে । আমার বড় ছেলে মিঠুন ঢাকার বাঙলা কলেজে পড়ে । জানের ভয়ে সে বাড়ি আসতে পারছে না । ওরা মাঠে ধানের জমিতে পানি দেয়া বন্ধ করি দিয়েছে । আওয়ামী লীগের নেতারা বাঁচাতে পারবে না , বলে দিয়েছে । বড়াইগ্রাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন , ঘটনার কথা শুনেছি । এটা দুর্ভাগ্যজনক । তবে আমার কিছুই করার নেই । কারণ যারা এটা করাচ্ছে তারা নব্য আওয়ামী লীগার । তারা সুবিধাবাদী । এসব অভিযোগ বিষয়ে অভিযুক্ত রেজাউল করিম বলেন , আমরা তাদের মারিনি , বাড়িতে আগুনও দেইনি । নব কুমার ও তার ভাই শৈলেন্দ্রনাথ আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে । বড়াইগ্রাম থানার এসআই হাবিবুর রহমান বলেন , ওসি স্যার ছুটিতে আছেন । আমি খবর পেয়ে ২৫ ফেব্রুয়ারি আবদুর রাজ্জাকের বাড়ির পাশে গিয়েছিলাম । তখন তারা সালিশে আপস - মীমাংসার কথা বলেছিল । গাছের সঙ্গে বেঁধে মারার ঘটনা আমি দেখিনি । আর বাড়ি পোড়ানোর খবর পেয়ে আমি পুলিশ পাঠিয়েছিলাম । কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি । এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন , পুলিশ সুপার রফিকুল ইসলাম ও আমি গত শনিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি । একটি মামলাও হয়েছে । ওই মামলার একজন আসামি গ্রেফতার হয়েছে । অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে । তিনি বলেন , আমরা সবসময় ওই পরিবারের খোঁজ - খবর নিচ্ছি , পরিস্থিতি শান্ত রয়েছে । http : / / www . amardeshonline . com / pages / details / 2010 / 03 / 08 / 21776
সূরা শু ' য়ারা ( মক্কায় অবতীর্ণ ) , আয়াত সংখাঃ ২২৭
আমি তখনও সেই হারিয়ে যাওয়া আমাকে খুঁজি মানুষ ' !
জানা যায় , শনিবার বিকেলে যশোর থেকে ছেড়ে আসা নড়াইলগামী যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয় । এতে বাসযাত্রী মেহেরপুর জেলার কাফিরুল ইসলাম ( ৩০ ) , বিল ডুমুরতলার আলেয়া বেগম ( ৪০ ) লোহাগড়ার মনিরুল ইসলাম ( ২৫ ) এবং জাহানারা বেগম ( ২০ ) , ববিতা খানম ( ৩৫ ) , রজিনা বেগম ( ২৫ ) ও তার মেয়ে নুপুর ( ৬ ) , নুরজাহান ( ৩০ ) , হারুণ ( ৪০ ) , টুলু সিকদার ( ২৫ ) সহ ২০ আহত হয়েছেন ।
সোহরাব হোসেন : প্রথমত আব্বাসউদ্দীন আহমদ । তারপর ইন্দুবালা , আঙ্গুর বালা , গিরিশ চক্রবর্তীর গায়নশৈলী আমাকে বেশ প্রভাবিত করে । তাঁরা প্রত্যেকেই কাজীদার কাছে সরাসরি শেখার সুযোগ পেয়েছিলেন । আমি তাঁদের গান শোনার জন্য মিনার্ভা থিয়েটারে টিকিট কেটে বসে থাকতাম ।
ভবিষৎবাণী - বাংলা ব্লগিং এর নতুন রহস্য মানবের জন্ম হচ্ছে দিবা রাত্রির সাথে মহান যীশুর অনেক মিল
তুমি আমার দুইটা শালিক আনন্দ ভরা উচ্ছ্বাস , তুমি আমার মুক্ত বাতাস বেঁচে থাকার আশ্বাস ।
বিজ্ঞপ্তিঃ এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু , মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয় ।
হাসান - উল - আজিজ , লালমনিরহাট , ২৬ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : লালমনিরহাটের ছিটমহল দহগ্রাম - আঙ্গপোতার ২৩ হাজার জনগোষ্ঠীর চলাচলের একমাত্র পথ তিনবিঘা করিডোরের দরজা খুলে দেয়ার ১৯ বছর পূর্ণ হলো আজ রোববার । ওই করিডোর দিয়ে দিনের বেলা চলাচলের . . . . বিস্তারিত পড়ুন »
মুন্সীগঞ্জের গজারিয়ায় বিজয়ী চেয়ারম্যানের সমর্থকদের হামলায় পরাজিত সদস্য প্রার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছে । গতকাল রোববার রাতে ও আজ সোমবার দুপুরে ঈমামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে । স্থানীয় সূত্রে জানা যায় , রোববার রাত ১১টার দিকে ঈমামপুর ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মনসুর আহমেদ জিন্নাহর সমর্থকরা ষষ্ঠিতলা গ্রামে হামলা চালিয়ে পরাজিত মেম্বার প্রার্থী মো . রতনকে পিটিয়ে তার হাত ভেঙে দেয় । আহত রতনকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে । এরপর তারা বাগাইকান্দি গ্রামে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো . হাফিসুজ্জামান জিতুর সমর্থকদের উপর হামলা করে ।
মাগুরা , ১১ জুলাই : মাগুরা শহরে চুরি ডাকাতি বেড়ে যাওয়ায় সার্বিক আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে । সম্প্রতি মাগুরা শহরতলীতে আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতার বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি এবং ডাকাতদের হামলায় দুই জন আহত হওয়ার ঘটনায় শহরসহ গোটা পৌরবাসীর মধ্যে চরম আতংক . . . . বিস্তারিত »
কুতুবউদ্দিন খান - শান্তি কমিটির সদস্য - নান্দাইল থানা , ময়মনসিংহ
হ্যাঁ , অবশেষে সিদ্ধান্ত নিতে পারিলাম । বাবা - মা ' র সাথে কথা বলেছি । তারা কি বলবেন তা অবশ্য আগেই জানতাম । তাও শিওর হয়ে নিলাম । ধর্ম বিষয়ে তাদের কোন মাথাব্যাথা নাই । তারা নিজেদের ব্যাক্তিগত জীবনেই ইসলাম ধর্ম মেনে চলেন না । শুধু লোক দেখানোর জন্য যতটুকু দরকার ততটুকুই করেন । বলা চলে তারা ভন্ড সমাজের সাথে ভন্ডামী করে চলেন । ভন্ড সমাজ তাতেই খুশি । মানুষের মন হাতরে দেখার মতো কোন অবকাশ বা সুযোগ সমাজের নেই । আমার সিদ্ধান্ত শুনে তাদের মনে কোন ভাবান্তর নেই । না ! কথাটা সম্পূর্ণ সঠিক হল না । আমার সিদ্ধান্ত আসলে দুইটি । প্রথম সিদ্ধান্ত ও দ্বিতীয় সিদ্ধান্ত । প্রথম সিদ্ধান্ত : আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মকে ত্যাগ করবো । এটা হয়তো সম্ভব হবে না । কারণ কাগজপত্র পাল্টাতে হবে । সেটা করতে গেলে পুলিশ ম্যাজিস্ট্রেট নিজেরাই আমার পাছায় বাঁশ ঢুকিয়ে দিতে পারে । এছাড়া সামাজিক ভাবে আমার উপর চাপ সৃষ্টি করা হতে পারে । মাওলানা - হুজুররা আমার বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ করতে পারে , আমার কল্লা কাটার ফতোয়া জারি করা হতে পারে । হয়তো আমার কারণে আমার বাবা - মার উপরেও আঘাত আসতে পারে । অতএব ইসলাম ত্যাগ করার কথাটা প্রকাশ্যে বলা যাবে না । দ্বিতীয় সিদ্ধান্ত : বৌদ্ধধর্ম গ্রহণ করবো । যেহেতু আমার স্বপ্নের রাণী বৌদ্ধ ধর্মের অনুসারী । যেহেতু আমার কারণে তাকে ধর্ম ত্যাগ করার কথা বলাল মতো নোংরা মনের মানুষ আমি নই , যেহেতু আমার ধর্ম তার উপর চাপিয়ে দিয়ে তার প্রাণচাঞ্চল্য আমি নষ্ট করে ফেলতে ইচ্ছুক নই , যেহেতু আমার কাছে প্রেমটাই বড় , ধর্ম নয় ; সেহেতু তার মনের উপর আমি কোন চাপ প্রয়োগ করবো না । বরং আমিই আমার ধর্মীয় অবস্থানটা পরিবর্তন করে ফেলবো । আমি তার প্রতি সম্মান প্রদশর্নপূর্বক তার ধর্মই গ্রহণ করবো । মা খুব খুশী হয়েছেন । আমার এই সিদ্ধান্ত তার কাছে ম্যাচিওরড মনে হয়েছে । তপনও খুশি । সে ভাবতেও পারেনি বাংলাদেশের কেউ এধরণের কোন সিদ্ধান্ত নিতে পারে । আমারব্লগ . কম এও জানাতে ইচ্ছে করছে । কিন্তু , কি দরকার অযথা ঝগড়াঝাটি করার । থাক ।
* ইশতিয়াক : আহা কি আনন্দ আকাশে বাতাসে ( পাতিহাস : এইখানে নিয়মিত আসা শুরু করলাম যেদিন থেকে সেদিনই একটা জোকস পড়লাম . . তিন্টা কৌতুক বা এরকম কিছু এক শিরোনামে । সেইখানে মন্তব্য গুনলে দেখা যাইবো বেশীর ভাগ মন্তব্যে ইশতিয়াক হাসি মুখে দাঁড়িয়ে আছে । একটু পর পরই উনার হাসি । এমনকি আরো কিছু লেখা দেখলাম নিজে কৌতুক বইলা নিজেই হাসিমুখ সাইন দিয়া বইসা আছ . . . . . . তবে হাসি মুখ দেখতে ভালই লাগে )
" সাহিত্যের একটি বাণী সমকালের শ্রেষ্ঠ শ্লোগান " যদি তা লেখা হয় কেবল মানবতার কাঙ্ক্ষিত কল্যাণে ' - সাইফুল সাইমুম '
হযরত আবূ বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সবকিছু আল্লাহ পাক ও উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - উনার জন্য কুরবান করে উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত এক উজ্জল আদর্শ স্থাপন করে গেছেন । তাবুকের জিহাদের সময় চরম আর্থিক অনটন সত্ত্বেও তিনি উনার সকল গৃহ সামগ্রী হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - উনার সামনে নিয়ে উপসি ' ত করেন । সন্তান সন ' তির জন্য কি রেখে এসেছেন , হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে : আল্লাহ পাক ও আল্লাহ পাক - উনার রসুলকে রেখে এসেছি । ( আবূ দাউদ শরীফ )
চলছে আমার আধুনিক যুগের ডিজিটাল সংসার ! পল্লীবিদ্যুতে চাকরীর সুবাদে নীলফামারী হতে মানিকগন্জে বদলী হয়ে আসলাম । মানিকগন্জ শহররে প্রায় পুরোটাই পল্লীবিদ্যুতের আওতায় । গ্রাহক প্রায় ১ . ৬০ লক্ষ । পুরো শহরে গ্যাস আছে । মানিকগন্জ পল্লীবিদ্যুতের সদর দপ্তর মূলজান নামক জায়গায় । ফাইবার অপটিক ক্যাবলের মতো আমার মানিকগন্জ পল্লীবিদ্যুতের ( সদর দপ্তর ) ওপার ( রাস্তার পাশে ) দিয়ে গ্যাস লাইন চলে গিয়াছে ; অথচ মানিকগন্জ পল্লীবিদ্যুতের ক্যাম্পাসে গ্যাস নাই । গতকাল মানিকগন্জ পল্লীবিদ্যুতের আসার পর রান্না করা সম্ভব হয় নাই হিটার / গ্যাস না থাকার কারনে আজ হিটার ঠিক করলাম , কিন্তু অপারেট করতে ভয় লাগার কারণে কারী কুকারে তরকারী রান্না করা হলো । ভাত রান্না হলো রাইস কুকারে । কারী কুকারে তরকারী রান্না করার সময় মনে হলো যে এটাতো অনেকটা মাটির চুলায় রান্নার মতোন । আসবাব পত্র কম থাকার কারণে ড্রইং রুমেই কারী কুকারে তরকারী রান্না হলো । আমার উপলব্ধি আমার এখানে গ্যাস নেই তো কী হলো , আমি তো বর্তমান সরকারের ডিজিটাল যুগের সুচনাতে সাহায্য করছি চুলা ছাড়া কাজ চলছে , চলছে আমার আধুনিক যুগের ডিজিটাল সংসার !
রাশিয়ার ভোলগা নদীতে নৌকা - ডুবিতে প্রাণ হারিয়েছে ১১০ জন । নিহতদের বেশিরভাগই শিশু ।
গাছ বললে , ' তা যদি বলি , তবে কিন্তু তোর চোখ কানা হয়ে যাবে । '
ব্রাহ্মণবাড়িয়া , ১২ জুলাই : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামে মঙ্গলবার সকালে ১৮০ কেজি গাজা ও ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব - ৯ ভৈরব ক্যাম্পের সদস্যরা । এসব মাদকদ্রব্য নদী পথে পাচারের জন্য রহমত আলীর বাড়ির একটি গোয়াল ঘরে রাখা হয়েছিল বলে জানা . . . . বিস্তারিত »
মাটি যদি মা - ই হয় , আমিও তোমারই সন্তান , মায়ের মতোই পূজা করি তোমার ।
বাংলাভিশন দুপুর ১ - ০৫ যত প্রেম তত জ্বালা ( ফেরদৌস , পূর্ণিমা ) । বৈশাখী টিভি সকাল ১০ - ৩০ অনির্ধারিত । জি বাংলা দুপুর ২ - ৩০ পিতৃভূমি ( জিৎ , স্বস্তিকা মুখার্জি ) । ৫ - ৩০ স্বয়ংসিদ্ধ ( রঞ্জিত মল্লিক , উৎপল দত্ত ) । ৮ - ৩০ তোমার জন্য ( ঋষি , শ্রেয়া , কাঞ্চন ) । ডিডি বাংলা বিকেল ৪ - ৩০ কড়ি দিয়ে কিনলাম ( তাপস পাল , মৌসুমী , অপর্ণা সেন ) । রাত ১১ - ০৫ ঋণশোধ । ইটিভি বাংলা সকাল ৮ - ৩০ হংসরাজ । দুপুর ২ - ৩০ সাথী আমার ( প্রসেনজিৎ , রচনা ) আকাশ বাংলা দুপুর ২ - ৩০ সোনার কেল্লা ( সৌমিত্র চট্টোপাধ্যায় ) । সন্ধ্যা ৬ - ৩০ জীবন তৃষ্ণা ( উত্তম কুমার , সুচিত্রা সেন ) । স্টার জলসা দুপুর ১২ - ৩০ যুদ্ধ ( মিঠুন , জিৎ ) । ৪ - ০০ রাজমহল ( প্রসেনজিৎ , রচনা ) রাত ৮ - ৩০ প্রেমের কাহিনি ( যীশু , দেব , কোয়েল মল্লিক ) । জি টিভি দুপুর ১ - ০০ বরসাত । ৪ - ০০ জোশ ( শাহরুখ খান , ঐশ্বরিয়া রাই ) । সনি দুপুর ১ - ০০ লাগে রহো মুন্নাভাই ( সঞ্জয় দত্ত , বিদ্যা বালান ) । সন্ধ্যা ৬ - ০০ চাক দে ইন্ডিয়া ( শাহরুখ খান ) স্টার প্লাস দুপুর ১ - ৩০ কুচ কুচ হোতা হ্যায় ( শাহরুখ খান , কাজল , রানী ) । রাত ১০ - ৩০ কৃষ ( রেখা , হূতিক রোশন , প্রিয়াঙ্কা চোপড়া ) । জি সিনেমা ( ভারত ) সকাল ৮ - ৩০ ইনসান ( অক্ষয় কুমার , অজয় দেবগন , এষা দেওল , লারা দত্ত ) । ১২ - ৩০ ম্যায়নে পেয়ার কিয়া ( সালমান খান ) ৪ - ৩০ তিরাঙ্গা ( রাজ কুমার , নানা পাটেকর ) । ৮ - ৩০ মর্দ ( অমিতাভ বচ্চন ) । জি প্রিমিয়ার ( ভারত ) সকাল ১০ - ০০ ফ্রেন্ডশিপ । ১ - ৩০ সানডে ( অজয় দেবগন , আয়শা টাকিয়া ) । ৫ - ৩০ আব তুমহারে হাওয়ালে ওয়াতন সাথিয়োঁ ( অমিতাভ বচ্চন ) । ৮ - ৩০ চাঁদনি চক টু চায়না ( মিঠুন , অক্ষয় কুমার , দীপিকা ) । সেট ম্যাক্স ( ভারত ) সকাল ৮ - ৩০ দিল তো পাগল হ্যায় ( শাহরুখ খান , মাধুরী , কারিশমা ) । ১২ - ৩০ দিল বোলে হাড়িপ্পা ( শহীদ কাপুর , রানী ) । ৪ - ৩০ আমদানি আঠানি খরচা রূপাইয়া ( গোবিন্দ , জুহি চাওলা , টাবু ) ৮ - ৩০ তাহসান ( অক্ষয় কুমার , সাইফ আলী খান , কারিনা কাপুর ) । ১১ - ০৫ টার্মিনেটর ৩ ( আরনল্ড শোয়ার্জনেগার ) । স্টার মুভিজ ( হংকং ) সকাল ৯ - ০৫ টুয়েলভ রাউন্ডস ( জন সিনা ) । ১০ - ৫৫ নোয়িং ( নিকোলাস কেজ ) । ১ - ০০ টাইটানিক ( লিওনার্দো ডিক্যাপ্রিও , কেট উইন্সলেট ) । ৪ - ১৫ অ্যাভাটার । ৯ - ৪৫ ব্ল্যাক হক ডাউন ( টম সিজমোর , ইওয়ান ম্যাকগ্রেগর ) এইচবিও সকাল ১০ - ৩০ রিচি রিচ ( ম্যাকলি কালকিন ) । ১২ - ৩০ ওয়াইল্ড চাইল্ড ( এমা রবার্টস ) । ২ - ৩০ ট্রান্সপোর্টার ৩ ( জেসন স্ট্যাটহ্যাম ) । ৪ - ৪৫ হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস ( ড্যানিয়েল র্যাডক্লিফ ) । ৮ - ০০ বোর্ডওয়াক এম্পায়ার । ৯ - ৩০ কাপলস রিট্রিট ( ভিঞ্চ ভন ) ।
তালিকানুযায়ী যেসব জায়গায় প্রাথমিক বিদ্যালয় নেই সেগুলো হলো - বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ২৪ নং ওয়ার্ডের রুপাতলীর ধানগবেষণা রোড বা জিয়ানগর , সদর উপজেলার ১০ ইউনিয়নের চারটি গ্রামের মধ্যে চর সিংহের কাঠী , ইছাগুড়া , বামনি কাঠী , ডেফুলিয়া , হিজলা উপজেলার খাগেরচর , চরজানপুর , বড়লক্ষিপুর , টুমলক্ষিপুর , আশুলি , আবুপুর , শংকরপাশা , খৈইলা , চরমান্দ্রা , ছোটলক্ষিপুর , ঘোষেরচর , আবদা , চর হিজলা ও কাউরিয়া ।
আসল মজাটা এখানে । lol2 তাইতো এটা কেমন করে সম্ভব lol2 lol2 lol2 lol2 lol2
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , উপজেলা সদরের বনগাঁও গ্রামের আকুল মিয়ার ছেলে কাওছার আহমদ ( ৩০ ) চাকরির সুবাদে সৌদি আরবে দীর্ঘদিন যাবৎ অবস্থান করছেন । সেখানে অবস্থানকালে ফেসবুকের মাধ্যমে শারন ভেলাসকবাল দেবজ নামে ফিলিপাইনের ভেনিজুয়েলা শহরের এক যুবতীর সাথে তার পরিচয় হয় । পরে ফেসবুকের মাধ্যমে দু ' জনের মধ্যে মন দেয়া - নেয়া চলে । পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২৫ এপ্রিল কাওছার দেশে ফেরত আসেন এবং ১ মে শারন ভেলাসকবাল দেবজ বাংলাদেশে এসে কাওছারের বাড়িতে উঠেন । পরে শারন ভেলাসকবাল দেবজ খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নোটারি পাবলিকের মাধ্যমে নাম পরিবর্তন কর আয়েশারাহ শারন শাকুর রাখেন । ৫ মে তাদের বিয়ে হয় । সূত্র জানায় , বিয়ের ৩ সপ্তাহ পর আয়েশারাহ শারন শাকুর ফিলিপাইনে ফিরে যান । গত ১৬ জুন তিনি আবারো বাংলাদেশে আসেন । এ সময় তার স্বামী কাওছার তাকে শাহাজালাল বিমানবন্দর থেকে নিয়ে ঢাকার এশিয়া প্যাসিফিক হোটেলে ওঠেন । সেখানে ২ রাত যাপন করে স্ত্রীকে হোটেলে রেখে কাওছার বাড়িতে পালিয়ে আসেন । ঢাকায় কিছু দিন অবস্থান করে আয়েশারাহ শারন শাকুর গত ৫ জুলাই আবারো কাওছারের বাড়িতে আসেন । পরে কাওছার ও বাবা আকুল মিয়া বাড়ি ঘর মেরামতের নাম করে আয়েশারাহ শারন শাকুরের কাছে ২ লাখ টাকা দাবি করেন ।
সাতক্ষীরায় দৈনিক আজকালের খবর ' র সাথে একান্ত সাক্ষাতকারে পৌর মেয়র প্রার্থী মাহমুদ আলী সুমন পৌরবাসির শাষক নয় - সেবক হতে চাই
এখন রিক্সা নিতে হবে । রাজুর এই ডিরেকশান । রিক্সা দিয়ে দাদা গার্মেন্ট এ যেতে হবে । রিক্সায় উঠলাম , রিক্সাওয়ালা কোথায় নিয়ে যাচ্ছে বুঝলাম না । আস্তে আস্তে রাস্তার আলো কমে আসছে । কিছুক্ষণ পর পুরোপুরি অন্ধকার ।
মরিশাসে সড়ক দুর্ঘটনায় নিহত তিতাস উপজেলার সোনাকান্দা গ্রামের মোক্তার এর মা সখিনা বেগমের আহাজারি ।
নগরীর কোতয়ালী থানাধীন চট্টেশ্বরী রোডস্থ আলেয়া স্টুডিও বিল্ডিংয়ে অভিযান চালিয়ে ৫৪ বান্ডিল তাস , ১১৪টি কয়েন এবং নগদ ১ লাখ ৫ হাজার ৭শ ' টাকাসহ ২২ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব ।
বাংলাদেশ থেকে কোনো যাত্রী এবং রফতানিমুখি পাথর , সিমেন্ট ও ইট বোঝাই গাড়ি সারিবদ্ধভাবে আখাউড়া স্থলবন্দর এলাকার রাস্তায় আটকে আছে ।
ঢাকা , ১২ জুলাই : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে ও মানি লন্ডারিং মামলায় শাস্তি প্রাপ্ত আসামি আরাফাত রহমান কোকো থাইল্যান্ডে নেই , তিনি এখন মালেশিয়ায় অবস্থান করছেন । ঢাকাস্থ থাই রাষ্ট্রদূত তাসানাওয়াদি মিনাশ্যারোয়েন . . . বিস্তারিত »
অমলের লেখা অমল এবং চারু দুজনের সম্পত্তি । অমল লেখক এবং চারু পাঠক । তাহার গোপনতাই তাহার প্রধান রস । সেই লেখা সকলে পড়িবে এবং অনেকেই প্রশংসা করিবে , ইহাতে চারুকে যে কেন এতটা পীড়া দিতেছিল তাহা সে ভালো করিয়া বুঝিল না ।
গ্রামদেশে যেসব মেলা পার্বণ হয় গাংনীয়ার মেলাটা ঠিক ওরকম নয় । এর শুরুটাই অন্যরকম । এখানে ঠাকুর তুলে মেলা শুরু হয় । ঠাকুরকে তুলতে যারা যায় তাঁরা আগের রাতে উপোস থাকে । ঠাকুরতলায় রাত কাটায় । পরদিন সকালে খালি পেটেই তাঁরা পাশের গ্রামের মনোরঞ্জন মালাকারের বাড়িতে চলে যায় । ঠাকুরকে ধর্মতলার পিঁড়িতে বসিয়ে রেখে তবে উপোসিরা অন্ন নেয় । ঠাকুর বসে গেলে একযোগে বাদ্য - বাজনা বেজে ওঠে । ভক্তদের অদ্ভুত কীর্তিকলাপ এবং মান্য - মানতের সাথে সরগরম হতে থাকে ধর্মতলা ।
গত ৬ জুলাই বুধবার রাত নয়টায় বরিশালের হিজলা উপজেলার দুর্গাপুর লঞ্চঘাটে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় ওয়ারেন্টভুক্ত আসামী ছিনিয়ে নেয় সেখানকার স্থানীয় যুবলীগ ক্যাডাররা । এ ঘটনায় ওই রাতেই মামলা দায়ের করে পুলিশ ।
স্নিগ্ধ মায়ার আবরণে তেজস্বী কিরণের আভাস । কাউছার লুটিয়ে পড়ে চুমে তব পাক কদম হে শাহযাদী ছানী আপনায় স্বাগতম ।
পিরোজপুর , ১২ জুন ( এস . এম . নুরে আলম সিদ্দিকী / আমাদের বরিশাল ডটকম ) : বেকুটিয়া সেতু নির্মান , অর্থনৈতিক অঞ্চল ঘোষণা , দ্রুত পদ্মা সেতুর কাজ সম্পন্ন করা সহ দক্ষিন অঞ্চলের উন্নয়নের ১৩ দফা দাবিতে উপকূলীয় ৯টি জেলায় রোড - শো অনুষ্ঠিত হয় । শনিবার সকাল ৮টায় সাতক্ষীরা থেকে শুরু হওয়া রোড - শো খুলনা , বাগেরহাট , পিরোজপুর , ঝালকাঠী , বরিশাল হয়ে পটুয়াখালীতে রাত ৮টায় শেষ হয় । উপকূলীয় ৯ টি জেলার উন্ন্য়ন আন্দোলন ও নাগরিক কমিটি এ রোড - শো কর্মসূচির ডাক দেয় । রোড - শো ' টি সকাল ১১ . ৩০ মিনিটে পিরোজপুরে টাউন ক্লাব চত্ত্বরে , বিকাল ৩টায় ঝালকাঠী চৌরাস্তার মোড়ে , বিকেল ৪টায় বরিশাল রুপাতলী বাসস্টান্ডে পথ সভায় মিলিত হয় ।
আমার জন্মের দু ' মাস আগে মা নানার বাড়ি গিয়েছিল , তার মায়ের আলিঙ্গনে একজন গর্ভবতী প্রসব করলো আজান । আজান মানে আহ্বান , দলে দলে লোক আসলো
দেশের দশটি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ( এসএসসি ) ও সমমানের পরীক্ষার ফল বৃহস্পতিবার একযোগে প্রকাশিত হয়েছে । শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সচিবালয়ে তার কার্যালয়ে এ ফল ঘোষণা করেন । পাসের হার : দশ শিক্ষাবোর্ড ২০১১ : ৮২ দশমিক ৩১ , ২০১০ : ৭৯ দশমিক ৯৮ , ২০০৯ : ৭০ দশমিক ৮৯
স্বাধীনতার পর থেকেই প্রতিদিনই বিএসএফের হাতে মারা পড়ছে এক বা একাধিক বাংলাদেশী । বাংলাদেশ সরকার , পররাষ্ট্র মন্ত্রনালয় এবং বিডিআর একাধিকবার ভারত ও বিএসএফের সাথে বৈঠক করেও এ সমস্যার সমাধান করতে পারেনি বিচার তো দূরের কথা । অসচেতনতাবশত প্রতিনিয়তই অনেক বাংলাদেশী নাগরিক সীমান্তের কাছাকাছি চলে যায় বা অবৈধভাবে সীমানা পার হতে চায় । শুধু বাংলাদেশীরাই যে এমন কান্ড ঘটায় তা না । প্রতিনিয়তই ভারতীয় গরু , শাড়ি , মাদক ব্যবসায়ীরা সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটাচ্ছে । কখনো কখনো তারা ধরা পড়ছে , কখনো পড়ছে না । কিন্তু কখনোই বিডিআর বা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদের মারা পড়ার কাহিনী শোনা যায় না বা ঘটে না । বাংলাদেশ সরকার ভারতের সাথে সম্প্রতি একটি বড় ধরণের চুক্তি করে আসলো । পুরো চুক্তির কথা এখনো আমরা জানি না । বাংলাদেশ সরকারের অতীত এবং বর্তমান দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই এ সমস্যার সমাধান করা যায়নি । আর কতো ফেলানী অসহায় এবং নির্বিচারে মারা গেলে বাংলাদেশ সরকার কঠোর হবে বিএসএফের এমন মনোভাবের প্রতি । শুধু কী বিএসএফেরই দোষ এতে ? আমার তো তা মনে হয় না । ভারত সরকারের প্রত্যক্ষ সমর্থন না থাকলেও পরোক্ষ সমর্থন যে আছে তা বলার আর দরকার নেই । ভারত সরকারের বাংলাদেশের প্রতি এমন নিষ্ঠুর এবং মালিকসূচক মনোভাব বাংলাদেশের জনগণকে ভারতবিদ্বেষী হতে বাধ্য করছে । ভারতের সাথে সরকার নানা রকম সমর্থনযোগ্য এবং অসমর্থনযোগ্য চুক্তি করে বেড়াচ্ছে কিন্তু বাংলাদেশের নাগরিকদের সীমান্তে হত্যা করার ব্যাপারটা নিয়ে এখনো জোরালোভাবে কিছু করছে না দেখে আমিসহ বাংলাদেশের অনেক সাধারন নাগরিক হতাশ । বিশেষ করে তারা যারা এই সরকারের প্রতি অনেক আশা রেখে তাদের নির্বাচিনে নিরঙ্কুশ ক্ষমতা এনে দিয়েছিল । হতাশ সেই সীমান্তবাসীরা যারা নির্ঘুম রাত কাটায় সীমান্তে । আতঙ্কিত সেই সীমান্তবাসী বাবা যার প্রাপ্ত বয়স্কা মেয়ে ঘরে । কখন বিএসএফ ঘরে ঢুকে যায় । হ্যা পাঠক , অবস্থা এখন তাই । বিএসএফ দিনে দুপুরে সীমান্তে প্রবেশ করে পুকুর থেকে মাছ মেরে যায় । হা করে তাকিয়ে দেখে পুকুরের মালিক , হা করে তাকিয়ে দেখে গ্রামবাসী । হা করে তাকিয়ে দেখা ছাড়া তাদের কীইবা করার আছে । তাদের নিরাপত্তা কে দিবে ? তাদের নিরাপত্তা দেবার কথা কাদের ? কোন সরকার কী পারছে রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা প্রদান করতে ? সীমান্তবাসীর আতঙ্ক এখন আমার চোখে , আমার অন্তরে ! বাংলাদেশের সমস্ত নাগরিকের জীবনের নিরাপত্তা চাই ।
সদা হাস্যময় ও সদা গতিময় শারমিন রেশমিন - এর হাসি ও গতি গত ২ জুলাই ২০১১ - এর মাঝরাতে থেমে গেছে । থেমে গেছ . . .
জামার ভিতর থিকা যাদুমন্ত্রে বারায় ডাহুক , চুলের ভিতর থিকা আকবর বাদশার মোহর , মানুষ বেকুব চুপ , হাটবারে সকলে দেখুক কেমন মোচড় দিয়া টাকা নিয়া যায় বাজিকর ৷ চক্ষের ভিতর থিকা সোহাগের পাখিরে উড়াও , বুকের ভিতর থিকা পিরীতের পূর্ণিমার চান , নিজেই তাজ্জব তুমি - একদিকে যাইবার চাও অথচ আরেক দিকে খুব জোরে দেয় কেউ টান ৷ সে তোমার পাওনার এতটুকু পরোয়া করে না , খেলা যে দেখায় তার দ্যাখানের ইচ্ছায় দেখায় , ডাহুক উড়ায়া দিয়া তারপর আবার ধরে না , সোনার মোহর তার পড়া থাকে পথের ধূলায় ৷ এ বড় দারুণ বাজি , তারে কই বড় বাজিকর যে তার রুমাল নাড়ে পরানের গহীন ভিতর ৷
হায়রে শিপলু ভাইয়ের মত নিরব মানুষ কে যদি বলো আপি এত জ্বালায় কেন ? তাহলে আমি জ্বালানো শুরু করলে যত রেপু দিয়েছিলা সবই মাইনাস করে দিবে মনে হয় . . . তাই না আপি ?
আপনাকে ধন্যবাদ । হ্যাঁ , প্রথম দর্শনে আমিও অবাক হয়ে গিয়েছিলাম । প্রোগ্রামারদের মাথায় যে কি আছে । এত অদ্ভুত অদ্ভুত ভাবনা যে তারা ভাবতে পারে , তা আমরা বাঙালিরা ভাবতেও পারি না । অতএব আমাদের কোন সাইট যে এরকম হবে না , তা বোধহয় না বললেও বোঝা যায় । ভ্রমণ করার জন্য ধন্যবাদ ।
এদিকে পাঁচ মাসের ব্যবধানে নওগাঁর দু ' জন চালক ও দু ' জন হেলপার ছিনতাইকারীদের হাতে খুন হওয়ায় শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে । পণ্যবাহী ট্রাকের মালিক , চালক - হেলপার ও ধান - চাল ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে । হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে নওগাঁর বাস - ট্রাকের বিক্ষুব্ধ শ্রমিকরা রোববার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত আট ঘন্টা হাপানিয়া এলাকায় নওগাঁ - রাজশাহী মহাসড়ক অবরোধ করেন । টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় । অবরোধ চলাকালে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়লে জনগণকে চরম দূর্ভোগ পোহাতে হয়েছে । পরে র্যাব ও পুলিশের উপস্থিতিতে নওগাঁ জেলা ট্রাক পরিবহণ মালিক গ্রুপ ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ শ্রমিকদের সাথে বৈঠক করে দাবি - দাওয়া মেনে নেবার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয় । জানা গেছে , নওগাঁ সদরের মোহনপুরের এনামুল হকের ট্রাক ( ঢাকা মেট্রো - ট - ১৬ - ১১৬২ ) গত শুক্রবার রাতে মুরগির খাবার নিয়ে ঢাকা থেকে পতœীতলার নজিপুরে আসছিল । বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে ছিনতাইকারীদের খপ্পড়ে পড়ে । সংঘবদ্ধ ছিনতাইকারীরা নওগাঁর আবাদপুর গ্রামের মৃত আমান মন্ডলের ছেলে চালক দেলোয়ার হোসেন ও চকপ্রসাদ গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে হেলপার আবদুল বারীকে হাত - পা বেঁধে ও মুখে টেপ পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে । পরে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘার বাঁশের ব্রীজ এলাকায় ডোবায় লাশ ফেলে দেয় । শনিবার বিকালে নন্দীগ্রাম থানা পুলিশ লাশ দু ' টি উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে পাঠায় । রোববার সকালে পুলিশ রাজশাহীর বোয়ালিয়া থানার পদ্মা আবাসিক এলাকা থেকে মুরগির খাবারসহ ট্রাকটি উদ্ধার করে । বগুড়ার নন্দীগ্রাম থানার ওসি তোফাজ্জল হোসেন জানান , ট্রাকটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে ছিনতাই হয় । শ্রমিক নেতৃবৃন্দ তার কাছে ময়নাতদন্ত ছাড়াই লাশ দু ' টি দাবি করেছিলেন । রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয় । নিহত চালক ও হেলপারের লাশ নওগাঁয় নিজ নিজ বাড়িতে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে । স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে । অন্যদিকে মহাসড়কে ছিনতাইকারীদের হাতে পণ্যবাহী ট্রাক চালক - হেলপার খুনের সাথে জড়িত সংঘবদ্ধ ছিনতাইকারীদের গ্রেফতার , মহাসড়কে যাতায়াতের সময় ট্রাকের চালক হেলপারদের নিরাপত্তা নিশ্চিতকরণ , পণ্যবাহী ট্রাকগুলোতে হাইওয়ে পুলিশের মাধ্যমে যথাযাথ নিরাপত্তা প্রদানের দাবী জানিয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল থেকে বেলা ২টা পর্যন্ত নওগাঁ - রাজশাহী মহাসড়কের হাপানিয়া এলাকায় অবরোধ দেন । মহাসড়কে ট্রাক ও অন্যান্য যানবাহন রেখে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ও খুনিদের গ্রেফতার দাবি করেন । পরে শ্রমিক , ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যস্থাতায় আট ঘন্টা পর অবরোধ প্রত্যাহার হয় । নওগাঁ জেলা ট্রাক পরিবহণ মালিক গ্রুপের নেতৃবৃন্দ মাত্র পাঁচ মাসের ব্যবধানে আবারও চালক - হেলপার ছিনতাইকারীদের হাতে খুন হওয়ায় পুলিশ ও হাইওয়ে পুলিশের গাফিলতিকে দায়ি করেন । তারা বলেন , প্রশাসন ২ / ১ দিনের মধ্যে মহাসড়কে ট্রাক চালক ও হেলপারদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও খুনিদের গ্রেফতার করতে না পারলে ট্রাক পরিবহণ মালিক গ্রুপ অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে লাগাতার পরিবহণ ধর্মঘটসহ কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবেন । অন্যদিকে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে আজ সোমবার সন্ধ্যায় নওগাঁ জেলা ট্রাক পরিবহণ মালিক গ্রুপ , সড়ক পরিবহণ মালিক গ্রুপ , ধান - চাল আড়তদার ও ব্যবসায়ী সমিতি , জেলা চাউল কল মালিক গ্রুপসহ জেলার সকল ব্যবসায়ী এবং পরিবহণ সংগঠনের যৌথ জরুরি সভা আহবান করা হয়েছে ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষ অবলম্বন না করায় রোববার বিকেলে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে । নিহত ব্যক্তি হচ্ছে , মহারাজপুর ইউনিয়নের আকুন্দবাড়িয়া গ্রামের মৃত রিয়াসের ছেলে নাইমুল ইসলাম ( ৫৫ ) । পুলিশ ও স্থানীয় সুত্র
আসলে বাস্তবতা অনেক কঠিন । অতীতকে এতো সহজে ভুলা যায় না ।
লেখক বলেছেন : সারাদিন বলগানের পর্ব ১ বছর আগেই ফেলে আসছি ।
নীল চশমা ভাইজান . . . . পেটের দায়ে retail স্টোরের সোর্সিং এর কাম করছি কিন্তু store procedure বেপারটা তো আমার কাছে নতুন . . . একটু বুঝায় কন . . টিউব লাইট তো রে ভাই . . স্টার্টার ছাড়া . . . ভাইঙ্গা কন . . . ব্লগ এ আসলে লিখি না . . মূলতঃ পড়ি . . . কোনো আইডিয়া ' র চাপে প্রসব বেদনা টাইপ হইলে কমজোর কলম বিকলাঙ্গ শিশু প্রসব করে . . . সংখ্যায় সামান্য . . .
এটি একটি ধারাবাহিক টিউন । পড়ুন , সব গুলো পর্ব [ posts - by - tag tags = " ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল " ] আপনি কি টেকটিউনের " আপনার জন্য এটি সুসংবাদ না রাগের সংবাদ তা আমি জানি না " এই টিউনটি দেখে এখানে এসেছেন বা . . .
নিউজ বিএনএ ডটকম , ঢাকা , ৯ জুলাই : জামায়াতসহ হরতাল আহবানকারিরা ফাসেক তাদেরকে প্রত্যাখান করার আহবান জানিয়েছেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ - এর নের্তৃবৃন্দরা । শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নের্তৃবৃন্দরা এ কথা বলেন । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফ্রন্টের মহাসচিব শায়খুল হাদিস জয়নুল আবেদিন জুবাইর । এ সময় তিনি বলেন , জামায়াত ইসলাম কোন ইসলামী দল নয় । একই সঙ্গে তাদের সঙ্গে যারা আছে এবং বর্তমানে হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করছে তাদের সঙ্গেও ইসলামে কোন সম্পর্ক নেই । একই সঙ্গে সংবিধানে বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখায় তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান । সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আল্লামা মোশাররফ হোসাইন হেলালী , আলহাজ্ব মাওলানা খাজা আরিফুর রহমান তাহেরি , জাহাঙ্গীর আলম রিজভী । উপস্থিত ছিলেন আল্লামা সিরাজুল ইসলাম আল কাদেরী , মাওলানা কামরুজ্জামান পটোয়ারী , ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সভাপতি এ এস এম কাউসার , সাধারাণ সম্পাদক এম মনির হোসাইন প্রমূখ । লিখিত বক্তব্যে বলা হয় , সংবিধানে বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্ম ইসলাম রাখা সত্বেও জামায়তসহ কয়েকটি তথাকতিথ ইসলামপন্থী দল দেশে একের পর এক হরতাল কর্মসূচি দিয়ে জনদুভোর্গ বাড়াচ্ছে । এসব ফাসেক দল তাদের হীনস্বার্থ হাসিল করতে পুরো জাতির কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করছে । আল্লামা জয়নুল আরো বলেন , এক সময় বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে পাগলের প্রলাপ আখ্যা দিয়েছিল । আর এখন তারাই আবার এ জন্য মায়া কান্না করছে এবং হরতালের নামে জনস্বার্থ বিরোধী কর্মসূচি নিয়ে ডান দলগুলোর সঙ্গে হাত মিলিয়েছে । তিনি বলেন , হরতাল প্রতিবাদেরন ভাষা হলেও বর্তমানে এর গ্রহণযোগ্যতা ও প্রয়োজন নেই । হরতাল প্রসঙ্গক্রমে তিনি বলেন , নি : সন্দেহে হরতাল ইসলাম বিরোধী কর্মকান্ড । কারণ মহানবি হযরত মুহাম্মদ ( সা : ) বলেছেন , ' ' যার হাত ও মূখ থেকে অন্য মুসলমান নিরাপদ নয় সে আমার উম্মুত হতে পারেনা । ' ' এক প্রশ্নের জবাবে খাজা আরিফুর রহমান তাহেরী বলেন , নির্বাচন কমিশনকে শক্তিশালী করলে তত্তদ্বাবধায়ক সরকার দরকার নেই । তবে এ নিয়ে কিংবা অন্য যে কোন বিষয় নিয়ে বিরোধীদলকে সরকারি দলের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান । তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন , আলোচানার মাধ্যমে যে কোন সমস্যা সমাধান সম্ভব । সম্পাদনা : মাসুদুল হক ।
( এই লেখাটি পড়েছেন : ৪২৫ জন )
নিজস্ব প্রতিবেদক : মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির অভিযোগে চট্টগ্রাম বন্দরে পৃথক তিনটি চালান আটক করা হয়েছে । এসব চালানে প্রায় কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা চালিয়েছে আমদানিকারকরা । চট্টগ্রাম কাস্টমস এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা পৃথক পৃথক অভিযানে এই তিনটি চালান আটক করে । কাস্টমস হাউসের ( আমদানি ) এআইআর শাখার রাজস্ব কর্মকর্তা জানান , বলাকা ট্রেডিং নামের ঢাকার একটি আমদানিকারক প্রতিষ্ঠান মিথ্যা ঘোষণা দিয়ে তিন কনটেইনার পণ্য আমদানি করায় সেই চালান আটক করা হয় ।
ফোরাম কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা : ভাই , এমন কোন নিয়ম কি করা যায় যাতে কেউ কাউকে মাইনাস সম্মাননা দিলে তা কর্তৃপক্ষের বিবেচনা / তদন্ত এর জন্য জমা হবে । তারপর কর্তৃপক্ষ পর্যবেক্ষন করে দেখবেন যে আসলেই এই মাইনাসটা দেবার যথাযথ কারন আছে কিনা । তারপর যদি আসলেই মাইনাস পাবার যথার্থ কারন থাকে তাহলে কর্তৃপক্ষ মাইনাসটা এ্যাপ্রুভ করবেন নতুবা এ্যাপ্রুভ করবেন না । ( সারাদিন ধরে এই মাইনাসের পেছনে সময় ব্যয় করার বাড়তি সময় কারওরই নাই , এই কাজের জন্য দিন / রাতের নির্দিষ্ট একটা সময় নির্বাচন করে নিলেই চলবে আশাকরি ) ধন্যবাদ ।
আমার নাম " সুমন খান " । সবাই আমাকে সুমন নামেই ডেকে থাকে । বয়সে খুব একটা বেশি না । লেখাপড়ার দৌঁড় ও খুব একটা সবার মতো এখন পর্যন্তও বেশি নয় । ঢাকাতে এসেছি মনে হয় ৫ . . . . .
চোখ ধাধানো সাদা আলোর ঝলকানিতে চৌচির গাজার রাতের আকাশ মানুষগুলো ছুটছে বাঁচার আশায় বেঁচে আছে নাকি মরে গেছে জানা নাই । ওরা এসেছে ট্যাংক নিয়ে - বোমারু বিমান নিয়ে - ধ্বংসের আগুন নিয়ে সবই আজ গুড়িয়ে দেয়া ধ্বংসস্তুপ বারুদ ধোয়া ধূসরিত গাজায় আজ রব উঠেছে যুদ্ধ বিনা দুমড়ানো যাবে না আমাদের তোমরা আমাদের মসজিদ পোড়াতে পারো পোড়াতে পারো আমাদের বাড়ি কিংবা স্কুল কিন্তু আমাদের আত্মা - আমাদের দ্রোহ দুমড়ানো যাবে না এই রাতে - এই গাজায় । তোমরা আমাদের নারী - শিশুদের বিধ্বস্ত করেছো রাতের পর রাত তথাগত জনতার ইমামরা যখন ভালো আর খারাপের সীমানা নির্ধারণে মত্ত । বৃথা গেছে তাদের হেডম বিহীন শব্দ চয়ন কিন্তু ড্রোন বিমানের ক্লাস্টার বোমা পরেছে নিয়মিতই । কান্না - রক্ত - চিৎকারের মাঝেও একটাই রব শুনতে পাই - বারুদ ধোয়া ধূসরিত গাজায় দুমড়ানো যাবে না আমাদের দ্রোহকে আমাদের আত্মাকে গাজার এই রাতে আত্মার দ্রোহকে দুমড়ানো যায় না । । ( Michael Heart এর " We will not go down In Gaza tonight " গানের অনুবাদ । অনুবাদঃ ইমন দাশগুপ্ত )
আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মি ' রাজ শরীফ - এর ঘটনাটি কালামুল্লাহ শরীফ - এর " সূরা বণী ইসরাইল " - এর ১ নম্বর আয়াত শরীফ - এ বর্ণনা করেছেন । মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন , " মহান আল্লাহ পাক যিনি উনার বান্দা ( হাবীব ) ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কোন এক রাতের সামান্য সময়ে ( প্রথমে ) . . .
মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির টিএস আই হাবিবুর রহমান হাবিব বার্তা২৪ ডটনেটকে জানান , পীরগাছার নব্দীগঞ্জ এলাকা থেকে ওই সড়ক দিয়ে একটি অটো রিকশায় করে নগরীর খাসবাগের দিকে আসছিলেন বাচ্চু মিয়া ও তার পরিবারের লোকজন । তিনমাথা এলাকায় আসামাত্র কুড়িগ্রামগামী একটি ট্রাক অটোটিকে চাপা দিয়ে চলে যায় । এতে আরোহী শরিফা ( ২৫ ) ও আরেফা ( ২৮ ) মারা যান । তারা সম্পর্কে ননদ ভাবী । নিহত শরীফার স্বামী বাচ্চু মিয়া ও চালককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে । ঘাতক ট্রাকটিকে আটক করা যায় নি ।
পৌরসভা এহার আয়তন ( লয়াহান ) ৪৭ , ৮ . ১ বর্গ কিলোমিটার । পৌরসভা এহার মাপাহানর অক্ষাংশ বারো দ্রাঘিমাংশ ইলতাই 23 . 12 ° S 46 . 56 ° W । [ ১ ] সমূদ্রুহার মান্নাহাত্ত এহানর গড় উচ হান ইলতাই ৭৯৭ মিটার ( ২৬১৪ ফুট ) ।
জলঢাকা ( নীলফামারী ) মীরগঞ্জ মঞ্জুরুল ইউনিয়নে আলম চৌধুরী ( স্বতন্ত্র ) , ধর্মপাল ইউনিয়নে মোশাররফ হোসেন ( বিএনপি ) , গোলনা ইউনিয়নে কামরুল আলম কবীর ( আওয়ামী লীগ ) , কাঁঠালী ইউনিয়নে সোহরাব হোসেন তুহিন ( আওয়ামী লীগ ) , খুটামারা ইউনিয়নে সামশুল আলম ( জামায়াত ) ও শিমুলবাড়ী ইউনিয়নে মোমিনুর রহমানকে ( জামায়াত ) ।
সোজা কথায় তোমার না থাকা : ঝরো হাওয়ায় উড়ে আসা একগুচ্ছ গোলাপের মতন উৎসাহে উদ্দীপ্ত তোমার আমার পৃথিবী জানতে না আসা ,
শোয়ায়েব জানান , তার ভাই হাফেজ ইসহাক গত ২৬ বছর ধরে মসজিদে ইমামতি করছেন । তার আট মেয়ে ও তিন ছেলে রয়েছেন । স্ত্রীর নাম মোমেনা বেগম । তার জানামতে , কারও সঙ্গে মাওলানা ইসহাকের বিরোধ ছিল না । কারা কি উদ্দেশ্যে তাকে হত্যা করেছে , তিনি তা জানেন না ।
মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন সংবাদঃ নতুন বছরের কার্যক্রম , শিক্ষার্থীদের বই এবং স্মরণিকা প্রসঙ্গ
শিঙ্গা হল বাঁশী স্বরূপ , যাতে ইস্রাফীল ( আলাইহিস্ সালাম ) ফুৎকার দিবেন । প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথেই আল্লাহ যা জীবিত রাখবেন তা ছাড়া সকল সৃষ্টজীব মৃতু্যবরণ করবে । দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথেই পৃথিবী সৃষ্টি হতে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টিজীবের আর্বিভাব হয়েছিল , তারা সকলেই উঠে যাবে ।
তির্যক বলেছেন : শুধু তাই নয় অপরিকল্পিতও । তবে এসব বলে নিজেদের ছোট করা কি উচিত হবে । শত হলেও রাজধানী বলে কথা
গতকাইল পুলিশ আদালতকে জানিয়েছে উনার সাথে জামায়াতের সম্পর্ক আছে বলে সন্দেহ করার মত প্রাথমিক তথ্য প্রমাণ তাদের কাছে আছে । আদালত সে সব প্রাথমিক তথ্য সন্তুষ্ট হয়ে ' জামায়াতের সাথে আসামীর সম্পর্ক আরো খতিয়ে দেখতে ' পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন । তাহলে আপনারা যারা তার পক্ষে কথা বলতেছেন , তারা কি নিশ্চিত যে তিনি জামায়াতের লোক . . .
সিরিয়ার হামায় নিরাপত্তাবাহিনীর গুলিতে সরকারবিরোধী ১৪ জন আন্দোলনকারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির মানবাধিকার কর্মীরা । এ ঘটনায় আরো ৩৫জন আহত হয়েছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মী রামি আব্দুল রহমান । দেশটির মধ্যাঞ্চলীয় শহর হামায় দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ চলছিল । শহরের বাসিন্দারা টায়ার জ্বালিয়ে ও সড়ক অবরোধ তৈরি করে শহরে সেনা ট্যাংক প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করে । সরকারী ট্যাংক বহর শহরটিকে ঘিরে রেখেছে । এর আগে শহরটি থেকে ২০ জনকে গ্রেপ্তার করে নিরাপত্তাবাহিনী । শহরের মাঝ বরাবর বয়ে যাওয়া ওরোনন্টেস নদীর উত্তর পাশের দুটি এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে বলে স্থানীয় অধিবাসীরা জানান ।
এক বিশালদেহী লোক আমাকে বলল , ' আমি ১০ ডলার বাজি ধরে বলতে পারি যে তুই মারা গেছিস । ' আমি তার সঙ্গে বাজি ধরতে সাহস পেলাম না ।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি - বাকশিস বরিশাল অঞ্চলের সাধারণ সম্পাদক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বলেন , " এসব গ্রামে স্কুল থাকলে একটি করে খেলার মাঠ থাকতো । শিশুরা শিক্ষার পাশাপাশি খেলাধুলার সুযোগ পেত । " স্কুলের সমস্যা সমাধানে সরকারি কিংবা বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসা উচিত বলেও মনে করেন তিনি ।
সংবাদ সম্মেলনে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
By সৌমী নাহীদ স্বর্ণ dhaka দেখা হয়েছে : ০ বার বর্জ্য ব্যবস্থাপনা
ঢাকা , ১২ জুলাই : মানবতাবিরোধী ট্রাইব্যুনালের সংশোধিত বিধিমালা বিষয়ক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেছেন , ' ' প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন , এটি আন্তর্জাতিক যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল ' অথচ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার প্রধানমন্ত্রীর কথাকে প্রত্যাখ্যান করে বলছেন . . . বিস্তারিত »
ফুল চাষের নায়ক পানিসারা গ্রামের কৃষক শের আলী ১৯৮৩ সালে মাত্র ৩০ শতক জমিতে রজনীগন্ধা চাষ করে চমক সৃষ্টি করেন । তার দেখাদেখি এলাকার অনেকেই ফুল চাষের প্রতি ঝুঁকে পড়েন । ফুল চাষ ও এ পেশার সঙ্গে বর্তমানে লক্ষাধিক মানুষ জড়িত রয়েছেন । এর মধ্যে কৃষকের সংখ্যা হচ্ছে প্রায় সাড়ে ৩ হাজার । এ অঞ্চলের ৩শ ফুল ব্যবসায়ী খুচরা ও পাইকারিভাবে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ফুল সরবরাহ করছেন । গদখালী ফুল চাষী ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহিম জানান , দেশের মধ্যে সবচেয়ে ফুল বেশি চাষ হচ্ছে ঝিকরগাছা উপজেলায় । বর্তমানে এ এলাকায় ৩১০ হেক্টর জমিতে রজনীগন্ধা , ১১০ হেক্টরে গোলাপ , ১৭০ হেক্টরে গাঁদা , ১৯০ হেক্টরে গ্লাডিওলাস , ১ একরে জারবেরা ও ৭০ হেক্টর জমিতে অন্যান্য ফুলের চাষ হচ্ছে । এছাড়া এবারই প্রথম পরীক্ষামূলকভাবে পানিসারা গ্রামে ৫০ শতক জমিতে লিলিয়াম ফুলের চাষ করা হয়েছে । আবদুর রহিম নিজেই এ ফুলের চাষ করছেন । তিনি বলেন , এ পর্যন্ত শেড নির্মাণ , বীজ রোপণ ও অন্যান্য খাত বাবদ ৫ লাখ টাকা খরচ হয়েছে । হল্যান্ডের এই বীজ তিনি ভারতের পুনা থেকে আমদানি করেন । বাংলাদেশী মুদ্রায় ১টি বীজের দাম পড়েছে ৬০ টাকা ।
By masum চরপাড়া মোড় , ময়মনসিংহ দেখা হয়েছে : ০ বার পরিবেশ | বর্জ্য ব্যবস্থাপনা
রামুর পানেরছড়া রেঞ্জের তুলাবাগান বিটের ২০০৬ সালের উডলট বাগানের গাছ কেটে একদল বনদস্যু পাচারকালে বন পাহারাদার জাফর আলম বাধা দেওয়ায় সন্ত্রাসীরা তাকে মারধর করে গুরুতর আহত করেছে । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে । গতকাল রবিবার সকাল ৭ টায় এই ঘটনা ঘটে ।
বাজার ব্যবসায়ী সমীর সাহা জানান , রাত দুইটার সময় কয়েকজন ব্যবসায়ী ট্রাক থেকে মালামাল নামাচ্ছেন এই সময়ে পার্শ্ববর্তী মুদী ও মশলার দোকানগুলোর ভিতরে হঠাৎ বিস্ফোরকের মতো আগুন ধরে তা মুহুর্তে দোকানে ছড়িয়ে পড়ে । খবর পাওয়া মাত্র রামগঞ্জ ফায়ার সার্ভিস ছুটে আসলেও তার আগেই আগুনে আটটি দোকানের সব কিছু পুড়ে ছাই হয়ে যায় ।
আখাউড়া , ২৭ জুন : ত্রিপুরায় সকাল - সন্ধ্যা ধর্মঘটের কারণে সোমবার ঢাকা - আগরতলা বাস চলাচল বন্ধ রয়েছে । এ হরতালের কারণে আখাউড়া স্থলবন্দরে কাষ্টমস অফিস খোলা থাকলেও ব্যবসায়ীদের সমস্ত অফিস বন্ধ ছিল । বাংলাদেশ থেকে কোনো যাত্রী এবং রফতানিমুখি পাথর , সিমেন্ট ও ইট বোঝাই গাড়ি সারিবদ্ধভাবে আখাউড়া স্থলবন্দর এলাকার . . . বিস্তারিত »
কোথায় তুমি কোথায় আমি চৈতে দেখা সেই , কেঁদে ফিরে যায় যে চৈত - তোমার দেখা নেই ! কন্ঠে কাঁদে একটি স্বর - কোথায় তুমি বাঁধলে ঘর ? তেমনি ক ' রে জাগছে কি রাত আমার আশাতেই ? কুড়িয়ে পাওয়া বেলায় খুঁজি হারিয়ে যাওয়া খেই !
Download XML • Download text