Text view
bpy-42
View options
Tags:
Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.
আদালতে টুকুর পক্ষে শুনানি করেন এডভোকেট সানাউল্লাহ মিয়া ও জয়নাল আবেদিন মেজবাহ ।
হলুদ বিষয়ক একটা সহীহ সোলেমানি হলুদনামা লেখা দরকার দেখি । কত বিটের হলুদ রং দেখছিলেন ভাইডি ?
নিমার্ণাধীন বাসার রড চোরদের সনাক্ত করার কারণে সন্ত্রাসীদের হাতে গত ৫ জুলাই রাতে নিহত হন নগরীর শিবগঞ্জের হাতিমবাগ এলাকার সাইদুর রেজা চৌধুরীর পুত্র জালালাবাদ গ্যাস ' র প্রকৌশলী ওয়াসিউর রেজা চৌধুরী রাজী । এ ঘটনাকে আড়াল করে খুনিদের রক্ষা করতে একটি মিথ্যা কাহিনি প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন হত্যাকান্ডের প্রত্যক্ষদর্শী নিহতের মামাতো ভাই শিবগঞ্জ মজুমদার পাড়ার বদরুল হকের পুত্র আশরাফুল হক মামেদ । মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন ।
শনিবার স্বাধীন রাষ্ট্র হিসেবে আÍপ্রকাশ করতে যাচ্ছে দক্ষিণ সুদান । স্বাধীনতা - পরবর্তী সময় দেশটির সহিংস . . .
তির্যক বলেছেন : ভাই , ছবি গুলা কে তুলছে জাতি জানতে চায় । না বললে হরতাল ডাকতে পারে ।
পাকিস্তানের বেসামরিক কর্তৃপক্ষ ভারতের সাথে সহযোগিতা করার অঙ্গীকার করলেও দেশের ক্ষমতার অন্যতম প্রধান উৎস সেনাবাহিনীর কাছ থেকে তেমন কোন সাড়া না আসার ব্যাপারটিকে গুরুত্বের সাথে দেখছেন অনেক পর্যবেক্ষক । লক্ষ্য করার বিষয় , মুম্বাইয়ের হামলাকে ভারত বা ভারত - মার্কিন - ইসরায়েলী চক্রান্ত হিসাবে আখ্যায়িত করে মিডিয়াতে বক্তব্য উপস্থাপন করে যাচ্ছেন পাক নিরাপত্তা বিশ্লেষক ও রাজনীতিকদের কেউ - কেউ ।
রেজিস্ট্রার মো . শাহিনুর ইসলাম জানান , রোববার বিকেলে দেলাওয়ার হোসাইন সাঈদী এবং আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পক্ষে দু ' জন আইনজীবী ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে দুইটি জামিন আবেদন জমা দেন ।
বাংলাদেশে গাড়ী চালকদের ফোনে কথা বন্ধে বসছে মোবাইল কোর্ট । বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বুধবার জানান , গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য ভ্রাম্যমাণ আদালত কাজ করবে । মিরসরাইয়ে ট্রাক উল্টে ৪২ ছাত্রসহ ৪৪ জনের মর্মান্তিক প্রাণহানির কয়েকদিন পর এ ঘোষণা দিলেন তিনি । সাহারা খাতুন আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন , গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে । এ সংক্রান্ত আইন সুষ্ঠুভাবে বাস্তবায়নের অভাবে গাড়ি চালকদের মধ্যে এ প্রবণতা বেড়েই চলেছে । বাংলাদেশের মোটর ভেহিকেল অধ্যাদেশ মোতাবেক এ ধরনের অপরাধের জন্য গাড়ি চালককে পাঁচশ টাকা জরিমানা বা এক মাস কারাদণ্ড কিংবা উভয়ই হতে পারে । অবশ্য পুলিশ বলছে , এ আইন বাস্তবায়ন করার মতো জনশক্তি তাদের নেই । সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় সাহারা খাতুন বলেন , এ ধরনের অপরাধীদের খুঁজে বের করার ওপর ভ্রাম্যমাণ আদালত বিশেষ গুরুত্বারোপ করবে । তিনি আরো জানান , মোটর ভেহিকেল অধ্যাদেশের কঠোর বাস্তবায়ন করবে ভ্রাম্যমাণ আদালত । সড়কে সঠিক ট্রাফিক চিহ্ন না থাকার কারণে অনেক সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে বলে উল্লেখ করা হলে সাহারা খাতুন বলেন , সড়ক চিহ্ন বসানোর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিগগিরই যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবে ।
চেম্বার : ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড ইমেজিং সেন্টার বাড়ি নং - ৪৮ , রোড নং - ৯ / এ ধানমন্ডি সাতমসজিদ রোড , ঢাকা - ১২০৯ রোগী দেখার সময় : বিকাল ৬টা থেকে রাত ৮ টা ( শুক্রবার বন্ধ ) ফোন : ৯১২৮৮৩৫ - ৭ , ৯১২৬৬২৫ - ৬ , মোবাইল : ০১৭১৩ - ০৭৮৮৯৩ সিরিয়ালের জন্য : ০১৭১৭ - ৩৫১৬৩১
ঢাকা , ২৭ জুন ( শীর্ষ নিউজ ডেস্ক ) : নাইজেরিয়ার একটি পানশালায় সন্দেহভাজন জঙ্গি গোষ্ঠীর সদস্যদের হামলায় ২৫ জন নিহত হয়েছে । রোববার বিকেলে দু ' টি মটরসাইকেলে এসে সন্ত্রাসীরা অন্তত তিন দফা বোমা নিক্ষেপ করেছে বলে জানিয়েছে পুলিশ । নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে নাইজেরিয়ার উত্তর - পশ্চিমের শহর মাইডুগুরির ডালা গ্রামে এই হামলা চালানো হয় । হতাহতদের উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে জাতীয় জরুরি ব্যবস্থাপনা দফতর এনএএমএ । স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন , হামলাকারীরা বোকো হারাম - এর সদস্য বলে ধারণা করা হচ্ছে । তারা জনাকীর্ণ সরাইখানাটি লক্ষ্য করে বোমা ছুঁড়ে মারে এবং নির্বিচারে গুলি চালায় । এতে কমপক্ষে ২৫ ব্যক্তি নিহত এবং ৩০ জনের মতো গুরুতর আহত হয়েছে । তবে আনুষ্ঠানিকভাবে বোমা হামলার দায় স্বীকার করেনি জঙ্গি গোষ্ঠীটি । পুলিশ বলছে মোটর সাইকেলে করে এভাবে তারা আগেও হামলা চালিয়েছে । গত কয়েকমাসে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বেশ কয়েকটি হামলা চালায় এই জঙ্গি গোষ্ঠী । এগুলোর মধ্যে রয়েছে ডিসেম্বরে জোস শহরে বোমা হামলা , আবুজা শহরে সামরিক বাহিনীর আস্তানায় হামলা । এছাড়া গত মাসে সেদেশের প্রেসিডেন্ট গুডলাক জনাথন - এর দায়িত্ব গ্রহণের সময়ও বেশ কিছু বিস্ফোরণ ঘটিয়েছে বোকো হারাম । এই গোষ্ঠী নাইজেরিয়ার সরকারকে উৎখাত করে , সেদেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু করতে চাচ্ছে । ( শীর্ষ নিউজ ডটকম / জেডআর / ০৮ . ১৭ঘ . )
ঝালকাঠি , ১১ জুলাই ( মো . জিয়াউল হাসান পলাশ / আমাদের বরিশাল ডটকম ) : উপকূলীয় উপজেলা কাঁঠালিয়ায় কোন ভেড়ি বাঁধ না থাকায় স্বাভাবিক জোয়ারে বিষখালী নদীর পানিতে তলিয়ে যাচ্ছে হাজার হাজার একর জমি । অন্যদিকে এ নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে কৃষি জমি । কিন্তু সরকারী ভাবে নদী ভাঙ্গন রোধ এবং বাঁধ নির্মানে কোন উদ্যোগ নেয়া হচ্ছেনা । তাই কৃষকরা চাঁদা তুলে আবাদী জমি কেটে জোয়ারের পানি ঠেকাতে বাঁধ দিচ্ছে ।
হরতাল আহ্বানকারী ১২ দল হলো - বাংলাদেশ খেলাফত মজলিস , ইসলামী আন্দোলন বাংলাদেশ , বাংলাদেশ খেলাফত আন্দোলন , সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ , নেজামে ইসলাম পার্টি , ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি - এনডিপি , ইসলামী ঐক্য আন্দোলন , জাতীয় গণতান্ত্রিক পার্টি ( জাগপা ) , মুসলিম লীগ , ইসলামিক পার্টি , বাংলাদেশ ন্যাপ ও ন্যাপ ভাসানী । এর সঙ্গে যুক্ত হয়েছে জাতীয় ওলামা পরিষদ , তাহযিব কমিটি , আইম্মা পরিষদ , জমিয়াতুল মোদাররেছিন , সচেতন ইসলামী জনতাসহ আরো নয় সংগঠন ।
ঢাকা , ১১ জুলাই ( শীর্ষ নিউজ ডেস্ক ) : গত বছর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে যুক্ত হন বলিউড বাদশা শাহরুখ খান । যুক্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পেয়ে গিয়েছিলেন রেকর্ড সংখ্যক ১০ হাজার অনুসারী বা ভক্ত । এবার টুইটারে আরেকটি নতুন রেকর্ড গড়লেন এই বলিউড তারকা । এই রেকর্ডটি হলো_ বর্তমানে তাঁর অনুসারীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে । এছাড়া বলিউড তারকাদের মধ্যে গত মাসে প্রথমবারের মতো টুইটারে প্রিয়াঙ্কা চোপড়ার অনুসারীর সংখ্যা দাঁড়ায় ১০ লাখ । এই মাইলফলকের কাছাকাছি অবস্থানের অন্য বলিউড তারকারা হলেন অমিতাভ বচ্চন ( ৮ লাখ ৯৭ হাজার ৬৪৫ ) ও সালমান খান ( ৮ লাখ ১৭ হাজার ৫৬৮ অনুসারী ) । ৪৫ বছর বয়সী এই শাহরুখ খানের অনুসারীদের মধ্যে রয়েছেন ক্রিকেটার শচীন টেন্ডুলকার , লেখক ও রাজনীতিক শশী থারুর , অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মতো বহু বিখ্যাত ব্যক্তিত্ব । বিষয়টি দারুণভাবে উপভোগ করছেন শাহরুখ । টুইটারে লিখেছেন , ১০ লাখ অনুসারী যুক্ত হওয়ার আনন্দে মেয়েকে নিয়ে বাম্বি দেখছি । আমি উচ্ছ্বসিত বোধ করছি । সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার প্রতি রইল ভালোবাসা । ( শীর্ষ নিউজ ডটকম / এমএইচ / এস / ২১ . ৪২ ঘ . )
অমর কুমার ধর জানান , " এ ঘটনায় আবুল খালিকের ছেলে উজ্জ্বল আহমেদ ( ৩০ ) বাদী হয়ে বড়লেখা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন পুলিশ আনোয়ার হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায় । "
চাষাবাদ গাছের কাণ্ডের গিঁট থেকে কুশির মতো চারা বের হয় । এসব চারা লাগিয়ে নতুন গাছ জন্মানো যায় । চাষের জন্য প্রথমে গাছ সংগ্রহ করতে হবে । তারপর সেই গাছ লাগিয়ে বড় করতে হবে । বড় হলে তার কাণ্ডের চার পাশ থেকে তেউড় বা চারা বের হবে । সেসব চারা গাছ থেকে কেটে আলাদা করে বীজতলায় পুঁতে পানি দিলে কয়েক দিনের মধ্যেই তার গোড়া থেকে শিকড় বের হবে । সেসব চারা সরাসরি জমিতে লাগানো যেতে পারে অথবা বাড়ির আঙিনায় ঝোপ করার জন্য এক জায়গায় কয়েকটা গাছ লাগানো যেতে পারে । লাগানোর পর কয়েক দিন সেচ দেয়া ছাড়া আর বিশেষ কোনো যত্নের দরকার হয় না । আধোছায়া ও রোদেলা জায়গায় ভালো জন্মে । কোনো সার দেয়ার দরকার নেই । তবে লাগানোর সময় মাটির সাথে বেশি করে জৈবসার মিশিয়ে দিলে পরে গাছের চেহারা ও বৃদ্ধি ভালো হয় । বছরের যেকোনো সময় গাছ থেকে পাতা তোলা যায় । তোলার সময় গোড়ার দিকের বয়স্ক পাতা তোলাই ভালো , না হলে সেগুলো পুরনো হয়ে নষ্ট হয়ে যায় । গাছ যেমন কষ্ট সইতে পারে তেমনি বাড়েও ভালো । তবে বাণিজ্যিকভাবে এই পাতা চাষের সময় এখনো আসেনি । লেখক : মৃত্যুঞ্জয় রায় তথ্যসূত্র : দৈনিক নয়া দিগন্ত
গত ৮ জুলাই দেড়টার দিকে হবিগঞ্জ সদর থানার এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ মামলার অন্যতম আসামী আব্দুল আউয়ালকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত আউয়াল শান্তিসা গ্রামের আব্দুল আলিমের পুত্র । মামলায় অভিযোগ করা হয় রাজিউড়া ইউপি নির্বাচনে বদরুল করিম দুলাল এবং ফজল মিয়া চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে উভয়েই পরাজিত হন । এ ফলাফল বিপর্যয়ের জন্য বদরুল করিম দুলালকে দায়ী করেন ফজল মিয়া । বদরুল করিম দুলালকে দেখে নেয়ার জন্য ফজল মিয়া বিভিন্ন ভাবে হুমকি দেন । গত বৃহস্পতিবার বিকেলে বদরুল করিম দুলাল ও তার ভাই লন্ডন প্রবাসী ফজলুল করিম আউয়ালকে নিয়ে স্থানীয় উচাইল বাজার থেকে বাড়ি ফিরছিলেন । এ সময় ফজল মিয়া ও তার লোকজন পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের উপর হামলা চালায় । অন্যান্য লোকজন তাদের বাঁচাতে এগিয়ে গেলে তাদের উপরও হামলা চালানো হয় । পরে আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় । এদিকে উচাইল বাজারের ব্যবসায়ীরা ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন । গত শুক্রবার থেকে তিনদিন পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা । সিদ্ধান্তের প্রেক্ষিতে গত শুক্রবার উচাইল বাজারে কোনো দোকানপাট খোলা হয়নি ।
পিরোজপুরের মঠবাড়িয়ায় মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে আদালতে মামলা করা হয়েছে । মঙ্গলবার বড়মাছুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সালাম মোল্লা বাদি হয়ে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন ।
রাজশাহী , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : অনুষ্ঠানে যোগ দিতে এসে রাজশাহী - ২ আসনের সংসদ সদস্য ও . . . . বিস্তারিত পড়ুন »
ভারতে পাচারকালে আজ বুধবার সন্ধ্যায় বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ১২ জনকে উদ্ধার করেছে আটককৃতরা হলো - বাগেরহাটের মড়লগঞ্জের নার্গিস ( ১৪ ) , কুলসুম বেগম ( ১৯ ) , খলিলুর রহমান ( ২৫ ) , ইব্রহিম শিকদার ( ২৮ ) , আমিন হাওলাদার ( ২৮ ) , সেলিম শেখ ( ৩০ ) ও তার কন্যা শারমিন ( ৯ ) , নাসির তালুকদার ( ২৬ ) , আবুল বাশার ( ২৯ ) , সরোয়ার ( ৩২ ) , সুমন ফকির ( ৩১ ) এবং পিরোজপুরের হানিফ মিয়া ( ৩৪ ) । ২২ - বিজিবি বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের কমান্ডার লিয়কত আলী জানান , ভালো কাজের প্রলোভন দেখিয়ে একটি পাচারকারী চক্র বেশ কয়েকজন নারী ও শিশু ভারতে পাচার করছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বুধবার সন্ধ্যায় সাদিপুর সীমান্তে অভিযান চালানো হয় । এসময় অভিযান চালিয়ে ৮ জন পুরুষ , ৩ জন নারী ও এক শিশুকে আটক করা হয় । তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে আগে ভাগেই পালিয়ে যায় পাচারকারীরা । আটককৃত নার্গিস জানান , পাচারকারীরা তাদের কাছ থেকে মাথাপিছু মোটা অংকের টাকা নিয়ে ভালো কাজ দেয়ার কথা বলে ভারতে নিয়ে যাচ্ছিলো । সীমান্তে একটি বাঁশবাগানে দালালরা তাদের লুকিয়ে রাখার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে । বিজিবি সদস্যরা উদ্ধারকৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে । এ ব্যাপারে মামলা হয়েছে সংশ্লিষ্ট থানায় ।
প্রবাসে প্রতিদিন ডেস্ক : একটি পূর্ণাঙ্গ অনলাইন দৈনিক যা প্রতি মুহূর্তের সংবাদ আপনাকে তাৎক্ষণিক সরবরাহ করছে । প্রচলিত যে কোন দৈনিক পএিকায় আপনি আজকের খবরগুলো পাবেন আগামীকাল কিন্তূ আমাদের প্রতিদিন ডটকম এ প্রতি মুহূর্তে ঘটে যাওয়া ঘটনাগূলোর বিস্তারিত জানতে পারছেন তাৎক্ষণিক ।
বাগেরহাট , ৯ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : বাংলাদেশের সিডর বিধ্বস্ত মানুষের জন্য ভারত সরকারের বন্ধুত্বের নিদর্শন হিসেবে দেয়া ২ হাজার ৮শ ঘরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সোলার প্যানেল সংযুক্ত . . . . বিস্তারিত পড়ুন »
বুখারী শরীফ ২য় জিলদ ৮৮০ পৃষ্ঠায় আরো বর্ণিত রয়েছে , হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন , " মানুষের মধ্যে ওই ব্যক্তি অধিক অত্যাচারী , যে ব্যক্তি আল্লাহ পাক উনার সাদৃশ্য কোন প্রাণীর ছূরত সৃষ্টি করে । তাকে বলা হবে একটি শস্য দানা সৃষ্টি কর অথবা একটি পিপীলিকা সৃষ্টি কর । "
এলাকাবাসী জানায় , বরগুনার আমতলী ও পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদী সাগর মোহনা এবং শারিকখালী গ্রামের ডোন নদীর সংযোগস্থলে সত্তর দশকে পানি উন্নয়ন বোর্ড বাঁধ ও ক্লোজার নির্মাণ করে । লবণ পানির হাত থেকে কৃষি জমি রক্ষায় এ বাঁধ ও ক্লোজার নির্মাণ করা হয় । তবে নব্বই দশকে একটি প্রভাবশালী মহল মাছ চাষ করতে নামমাত্র মূল্যে ইজারা নিয়ে বাঁধসহ ক্লোজার দখল করে নেয় । প্রভাবশালীরা ক্লোজার দিয়ে তাদের ইচ্ছামত নদীর লবণ পানি ওঠানামা করানোর কারণে কৃষি কাজ বন্ধ হয়ে যায় ।
' আজ্ঞা হাঁ ' বৈকি ! যদি দরকার হয় তবে তুমি তোমার চোদ্দ পুরুষকে নরকস্থ করিতে পার । পাজি ! নচ্ছার ! নাস্তিক !
সমি ভাই আমি ১০০ % গ্যারান্টি দিতে পারি কোন ভয়েজ ট্যাগ নেই ( লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে ) এই লিংক এ গেলে একে বারে নিচে গেলে দেখতে পাবেন Full album download in zip folder : ওইখানেই লিংকটি লুকিয়ে আছে . . .
সোমবার বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ( ১ ) এর বিচারক মো . বেলায়েতুল্লাহ এই দন্ডাদেশ দেন । এ সময়ে আদালত দন্ডাদেশ প্রাপ্ত প্রত্যেকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাভোগের নির্দেশ দেন ।
বাগেরহাট , ১০ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : বাগেরহাটে খাদ্য অধিদফতরের টেস্ট রিলিফের ৬শ ' বস্তা গমসহ ট্রলার চালককে আটক করেছে কোস্টগার্ড । আজ রোববার সকালে শহরের মাঝিঘাট থেকে তাকে আটক করা হয় । আটককৃতের নাম সৈয়দ মোহম্মদ ( ৩৮ ) । মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের লে . কমান্ডার শহীদ জানান , পিরোজপুরের ভান্ডারিয়া বাজার এলাকা থেকে খাদ্য অধিদফতরের টেস্ট রিলিফের ৬শ ' বস্তা গম নিয়ে এমভি রানা রেজা নামে একটি ট্রলার বাগেরহাটে আসছিল । এ খবরের ভিত্তিতে কোস্টগার্ড মাঝিঘাট এলাকায় অবস্থান নেয় । সকাল ৭টার দিকে ট্রলারটি ঘাটে পৌঁছলে কোস্টগার্ড সদস্যরা ট্রলারে অভিযান চালিয়ে খাদ্য অধিদফতরের সিল সংবলিত বস্তাভর্তি গমসহ ট্রলার চালককে আটক করে । আটককৃত গমের মূল্য প্রায় ৭ লাখ টাকা । প্রাথমিক তদন্তে জানা গেছে , গমগুলো ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১৬টি প্রকল্পের অনুকূলে বরাদ্দ দেয়া হয়েছিল । এ গমের কোনো বৈধ কাগজ আছে কি না তা যাচাই করা হচ্ছে । ট্রলার চালক সৈয়দ মোহম্মদ বলেন , শনিবার রাত ৯টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া বাজারের ঘাট থেকে আলমগীর কবিরাজ নামে এক ব্যক্তি তার ট্রলার ভাড়া করে বাগেরহাটের জনৈক তাপস সাহার নাম লিখে গমগুলো পৌঁছে দিতে বলেন । মাল বুঝে নিয়ে তাপস সাহার ট্রলারের ভাড়া পরিশোধ করার কথা ছিল । সে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের হরমুজ হালদারের ছেলে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / সাখা / এআই / ১২ . ৫৯ঘ . )
আড়ং আর্ট ডেকো শিরোনামে সালোয়ার কামিজের সংগ্রহ এনেছে আড়ং । এমব্রয়ডারি , অ্যাপলিক , নকশাদার বোতাম , জারদৌসি বর্ডার দিয়ে কাজ করা হয়েছে ।
এলাকাবাসী জানান , সপ্তাহ - দুই আগে তাহেরপুর - শিকদারি ও ভবানীগঞ্জ - আহসানগঞ্জ রাস্তার দু ' পাশে লাগানো শিশু , বাবলা , কড়ইসহ বিভিন্ন জাতের গাছ কাটা শুরু হয় । একটি প্রভাবশালী চক্র দিনে - দুপুরে প্রকাশ্যে গাছগুলো কেটে নিচ্ছে । শিকদারি থেকে বারুইহাটি পর্যন্ত চার কিলোমিটার রাস্তার গাছ কাটা হচ্ছে বেশি । মূল্যবান এসব গাছ কেটে চক্রটি বিভিন্ন স ' মিলে নিয়ে যাচ্ছে এবং সেসব স ' মিল থেকে গাছগুলো বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে । তবে এলাকার স ' মিল মালিকরা এসব অভিযোগ অস্বীকার করেছেন । যাত্রগাছী নিমপাড়া গ্রামের স ' মিল মালিক আব্দুস সালাম জানান , তিনি চোরাই কাঠ বা গাছ কেনেন না । গতকাল তার মিলে নিমপাড়া গ্রামের খলিল ও রহিদুল কিছু কাটা গাছ সাইজ করে নেয়ার জন্য নিয়ে আসে । পরে তিনি যখন জানতে পারেন গাছগুলো সরকারি রাস্তা থেকে কাটা , তখন গাছগুলো তাদের ফেরত নিয়ে যেতে বলেছেন । বিষয়টি তিনি মাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করেছেন । মাড়িয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইসমাইল হোসেন জানান , দুপুরে তিনি তার ইউনিয়নে কিছু চোরাই গাছ উদ্ধারের খবর পেলে গ্রাম পুলিশদের গাছগুলো উদ্ধার করে সংরক্ষণ করতে বলেন ।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ড . আব্দুর রাজ্জাক ও ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রজিত মিত্তার ঘরগুলো হস্তান্তর করবেন ।
লিভিং আর্টস ফেব্রুয়ারি ৭ , ২০১১ @ ১২ : ১৭ পুর্বাহ্ন
" মেহেরজান " নিষিদ্ধ হোক , নিষিদ্ধ হোক । ফা ' ক ওয়াসিফ , শালাউদ্দিন শুভ্র , শুমন রঃ , এবাদুড় রঃ ও অন্যান্য নব্য রাজাকার + বামপন্থার আঁটিবান্ধা গেলমানবৃন্দ তাদের জারজপিতা ফরহাদ মগবাজারসহ নিপাত যাক ।
নিয়াজ আহমেদ হাসিব পোষ্ট এডমিন , কিশোরগঞ্জ ডট কম
বরগুনা , ১২ জুলাই : আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো . শাহজাহান খানকে ( ৫৫ ) গ্রেফতার করেছে বরগুনা ডিবি পুলিশ । ডিবি পুলিশের উপ - পরিদর্শক ( এসআই ) মাহফুজুর রহমান সোমবার রাতে পিরোজপুর জেলার মঠবাড়িয়ার চরকখালীর ভোলমারা এলাকা থেকে . . . বিস্তারিত »
( ক ) কই আগরতলা , আর কই উগারতলা ( মাচারতলা ) । ( খ ) কই রাম রাম , আর কই টে টে । ( গ ) কই মহারানী , আর কই ছুতমারানী ( এক প্রকার গালি ) । ( ঘ ) কই লিয়াকত আলী , আর কই জুতার কালি ।
অগ্নিদগ্ধ ফারুক গত বছরের ১ জুলাই ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যান ।
এর আগে আপনার গল্প পড়ার সুযোগ হয়নি আমার , আজ পড়লাম । ভালোই লিখেছেন তবে মা ' কে মারার ব্যাপারটা এড়িয়ে গেলে গল্পটা অসাধারণ হয়ে উঠত । পরেরবার গল্প লেখার সময় অবশ্যই কিছু কিছু ব্যাপারে নজর দিবেন আশা করছি ।
" হে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ! আপনি উম্মাহকে জানিয়ে দিন , আল্লাহ পাক তিনি স্বীয় অনুগ্রহ ও রহমত হিসেবে উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পাঠিয়েছেন , সে কারণে তারা যেনো খুশি প্রকাশ করে । এই খুশি প্রকাশ করাটা সেসবকিছু থেকে উত্তম , যা তারা দুনিয়া ও আখিরাতের জন্য সঞ্চয় করে । " ( সূরা ইউনুস : আয়াত শরীফ ৫৮ ) এই আয়াত শরীফ - এ আল্লাহ পাক ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালনের আদেশ দিয়েছেন । তাই ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা প্রত্যেকের জন্য ফরয । অতএব , কুল - কায়িনাতের সকলের জন্য ফরয ওয়াজিব হচ্ছে - ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি উপলক্ষে খুশি প্রকাশ করে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শাফায়াত লাভে নিজেকে ধন্য করা । আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন ।
লেখক বলেছেন : আপনার কি ছোটছোট দাঁত ? ছোটবেলায় দাঁত পরে গেলে আমরা ইঁদুরের গর্টে দাঁত ফেইলা ইঁদুরের দাণনটের মতো দাঁত চাইতাম
পরিচ্ছন্নতার দোহাই দিয়ে হোসেন বাহিনীর ক্যাডার আলী মোহাম্মদ , সানা উল্লাহ ওরফে সানা , কাল শাজাহান , কালা নাসির , জুয়ারী রহম আলী , শ্যূটার শিপন , আফাজ উদ্দিন প্রমুখ ঐ বাজারে গিয়ে মাছ ব্যবসায়ীদের জোর করে তুলে দেয় । তারা বাজারের ৩০ - ৩৫ টি মাছের আড়ত্ ভেঙ্গে মালামাল ট্রাক দিয়ে নিয়ে যায় ।
লেখক বলেছেন : বিছার ছাই কর্তে হবে কর্তে হবে
সদর দক্ষিণ মডেল থানা পুলিশ রাতেই আটককৃত দুজনকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে । এ হত্যাকান্ডের সাথে জড়িত অপর সহযোগী একবালিয়া গ্রামের মনির হোসেন পলাতক রয়েছে । নিহত আব্দুর রহিম চারুর দুই সন্তান রয়েছে । থানায় মামলা হয়েছে ।
অবশেষে নছর ঘরের বাহির হইয়া নিকটবর্তী এক হাটে আসিল এবং এক দোকানদারের মুখে শুনিল যে আমিনার বেশ্যামতি হইয়াছে । নানা রকম মিথ্যা কাহিনী বলিয়া ঐ দোকানদার নছরের কানে বিষ ঢালিয়া দিল । তখন নছর আর সেখানে অপেক্ষা না করিয়া একেবারে জাহাজে গিয়া উঠিল ।
1 . এখন থেকে দেশের সকল শিক্ষা বোর্ডে অনলাইনে রেজিস্ট্রেশন ও ফলপ্রকাশ 2 . কুমিল্লায় হরতাল সমর্থকদের মিছিলে লাঠিচার্জ 3 . কুমিল্লায় ঢিলেঢালাভাবে হরতাল পালিত হচ্ছে 4 . নাঙ্গলকোটে ১২০ ভরি স্বর্ণালঙ্কারসহ ৫ লাখ টাকা চুরি 5 . কুমিল্লায় ১৮ মাসে ১১৯ কোটি টাকার মাদকদ্রব্যসহ ১৪৮ জন আটক
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে , চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুব্রত পালের নেতৃত্বে ভাম্যমান আদালত পৌর এলাকার বালুবাগানে অভিযান চালিয়ে সাইফুল ইসলামের ছেলে আওলাদ হোসেন ( ৩২ ) ও শান্তির মোড় এলাকায় অভিযান চালিয়ে রেল বাগানের নইমুদ্দিন মন্ডলের ছেলে মোঃ তসলিম উদ্দিনকে ( ৫৪ ) হেরোইন বিক্রির সময় হাতে নাতে আটক করে । পরে ভাম্যমান আদালত বসিয়ে সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুব্রত পাল আটক ২ মাদক ব্যবসায়ীকে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠান ।
যার প্রোফাইলে পোস্ট করতে চাচ্ছেন , তার প্রোফাইলে গিয়ে " আপডেটস্ " এ ক্লিক করুন পোস্ট করতে পারবেন ।
আমার ছোট্ট বাবুর আজ প্রথম জন্মদিন উৎসবের কমতি নেই ,
খুব ভালো লিখেছ . সবাই এত ভালো সায়েন্সফিকশন লিখতে পারেনা . চালিয়ে যাও . একদিন অনেক বড় হবে .
ঢাকা , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডেস্ক ) : পাকিস্তান বিমান বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এয়ার মার্শাল মোহাম্মদ হাসান তদন্ত কমিশনকে জানিয়েছেন , গত ২ মে মার্কিন কমান্ডো হামলায় ওসামা বিন লাদেন নিহত হওয়ার দিন বিদেশি হেলিকপ্টারের উপস্থিতির খবর পাওয়া মাত্র অপারেশনাল মানদণ্ড অনুযায়ী পাকিস্তান বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছিল । তবে ভৌগোলিক সীমাবদ্ধতার জন্য পাকিস্তানি রাডার অনুপ্রবেশকারী হেলিকপ্টার শনাক্ত করতে পারেনি । আজ মঙ্গলবার ডনের অনলাইন সংস্করণে এ সংবাদ প্রকাশিত হয়েছে । পাকিস্তানি রাডারকে ফাঁকি দিয়ে গ্যারিসন শহর রাওয়ালপিন্ডির অদূরে এবোটাবাদে ২ মে মার্কিন হেলিকপ্টার অনুপ্রবেশ করে আল - কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করতে সফল হওয়ায় গোটা পাকিস্তান সশস্ত্র বাহিনী বিশেষ করে সে দেশের বিমানবাহিনীর যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দেয় । এ প্রশ্নের জবাব খুঁজে বের করতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জাভেদ ইকবালের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয় । গতকাল সোমবার এ কমিশনকে লিখিতভাবে এয়ার মার্শাল হাসান জানান , এবোটাবাদে মার্কিন কমান্ডো অভিযানের বহু আগে থেকে পাকিস্তান বিমানবাহিনী পশ্চিমাঞ্চলীয় সীমান্তে শান্তিকালীন অবস্থা বজায় রাখত । বিমানবাহিনী ২ মে ভোর পর্যন্ত এবোটাবাদের আকাশে টহল অব্যাহত রেখেছিল । তবে অঞ্চলটি দুর্গম পাহাড়ি হওয়ায় পাকিস্তানি রাডার অনুপ্রবেশকারী হেলিকপ্টার শনাক্ত করতে ব্যর্থ হয় । ( শীর্ষ নিউজ ডটকম / এসএইচকে / এআইকে / ১৯ . ১০ঘ )
* * একটা লোককে কয়েকজন ধরে আচ্ছামতো মারছে । কিন্তু এত মার খেয়েও লোকটা হি হি করে হাসছে । মার শেষে লোকগুলো চলে গেলে এক পথচারী লোকটার হাসির কারণ জানতে এগিয়ে গেল , ' এত মার খেয়ে আপনি হাসছেন কেন ? ' লোকটা হাসতে হাসতে বলল , ' হাসব না , লোকগুলো তো সব গাধা । ওরা ফজলু শেখ ভেবে আমাকে মারল । ফজলু শেখ তো আমার শত্রু , আমার নাম তো বজলু শেখ ! '
ভাই , বুঝেতে পারেন নাই । হাসিনার মিশন ২০২১ , তাই আপনাদের ডিজিটাল ভোট দেয়া শিখাচ্ছি । বুঝতে পারলে ভাল । আর না পারলে ২দিন দুধের পিটার খায়ন । ঠিকই বুঝতে পারবেন ।
ভারতের ইচ্ছায়ই বাংলাদেশে যুদ্ধাপরাধ বিচার * * শেয়ার ডাকাতি : আওয়ামী চাঁইদের দিকে আঙ্গুল * * সরকারের নতজানু মনোভাবের কারণেই বিএসএফ বাংলাদেশীদের হত্যা করছে * * মিশরে হোসনী মোবারক সরকারের পদত্যাগের দাবীতে ২ দিনের হরতাল * * নিত্যপণ্যের দাম আমত্মর্জাতিক বাজারের চেয়ে বাংলাদেশে বেশী * * জামায়াত জাতির যে কোন ক্রান্তিকাল ও দুর্যোগকালীন মুহূর্তে জনগণের পাশে থেকেছে , এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে - হামিদ আযাদ এমপি * * ভারতীয় বর্বরতায় অসহায় মানবতা * *
রাঙ্গামাটির দুর্গম লংগদু উপজেলার একটি ইটভাটা থেকে রোববার ভোররাতে শিকলবাঁধা অবস্থায় ১১ শ্রমিককে উদ্ধারের পর হেফাজতে নিয়েছে পুলিশ । উদ্ধারকৃত শ্রমিকরা হলো - মাধব সরকার , শফিকুল ইসলাম , বলরাম সরকার , মনিরুল ইসলাম , মো . বাবুল হোসেন , মাহবুব হোসেন , তোফাজ্জল হোসেন , মশিউর রহমান , মো . জামাল হোসেন , মো . খোকন , মো . সাইদুল ইসলাম । এদের মধ্যে ৩জন যশোরের ও ৮জন সাতক্ষীরার । দণ্ডবিধি ৩৪৪ / ৩০৩ / ৫০৬ ধারায় লংগদু থানায় মামলা হয়েছে । জানা গেছে , মালিক মো . শাহজাহান ২ মাস আগে ইটভাটার কাজের জন্য সাতক্ষীরা ও যশোর এলাকা থেকে ২৭ জন শ্রমিক আনেন । শ্রমিক সরদার জালালউদ্দিনকে মজুরি বাবদ ৭ লাখ টাকা অগ্রিম প্রদান করেন তিনি । এরপর সরদার শ্রমিকদের না জানিয়ে টাকা নিয়ে পালিয়ে যান । এরপর থেকে মালিক অমানুষিক নির্যাতনের মাধ্যমে ওই ২৭ শ্রমিককে দিয়েই প্রদত্ত টাকা উসুলে ভাটার কাজ আদায় শুরু করেন । তারা যাতে পালাতে না পারে সেজন্য পাহারা বসান । তবে প্রাণ বাঁচাতে পাহারা ফাঁকি দিয়ে কয়েকজন পালিয়ে গেলে মালিক বাকি ১৮ শ্রমিককে দিনের কাজ শেষে পরদিনের কাজ শুরুর আগ পর্যন্ত শিকল দিয়ে বেঁধে রাখার হুকুম দেন । এভাবে গত ১ মাস চলার পর পুলিশ খবর পেয়ে আজ তাদের উদ্ধার করে । আটককৃতদের মধ্যে মো . জামাল হোসেন পলাতক শ্রমিক সরদারের সহোদর বলে জানা গেছে । লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন জানান , এ ব্যাপারে দণ্ডবিধি ৩৪৪ / ৩০৩ / ৫০৬ ধারায় মামলা হয়েছে । ইটভাটার মালিক মোহাম্মদ শাহজাহানকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে । তবে বর্তমানে তিনি পলাতক রয়েছেন । জাহেলী যুগে কৃতদাস প্রথা ছিলো । তখন শ্রমিকদের টাকার বিনিময়ে কিনে নিয়ে মালিকেরা অমানুষিক পরিশ্রম করতো এবং নির্যাতন চালাতো । এখন কি আবার নব্য জাহেলিয়াত শুরু হলো ? সূত্র -
সভায় জানানো হয় , বিদেশে বাংলাদেশ ৪৪টি রফতানি কাজে সহায়তা করছে । এর মধ্যে টোকিও , কায়রো , তেহরান , বেইজিং , ইসলামাবাদ , শিউল জাকার্তা , মাসকাট , থিম্পু , ত্রিপলি ব্রুনাই , মানামা , গত অর্থ বছরে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি ।
বৃত্তের বাইরে বলেছেন : আদালত অবমাননার ব্যপারটা এরকম , চোরের মায়ের বড় গলা ! আমার দেশের আদালত হল দূর্ণীতির শীর্ষে , এদেরই আবার অপমানের ভয় , কই যে যাই !
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট ( ব্লাস্ট ) ১৪১ / ১ , সেগুনবাগিচা ঢাকা - ১০০০
পাঠিকারে পাঠিকা মোদের রক্ত থিকা লাফ দিয়া উঠিতেছে পাঠকের লিখা ॥
দিন যায় । একদিন একদেশ থেকে এলেন এক বুড়ো রাজা আর তার ছেলে যুবরাজ । দু ' জনকেই মহাযত্নে আপ্যায়ন করা হলো । খেতে দেয়া হলো সেই চৌষট্টি ব্যঞ্জন আর সোনার থালায় একটা করে ভাজা রুই । বড়ো সুন্দর রান্না । রাজা বুড়ো হয়ে গ্যাছেন তাই একটু যেন লোভীও হয়ে পড়েছেন । ছেলের চাইতে নিজের হাত চলতে লাগলো জোরে । একটু পরে একপিঠ খেয়ে অন্যপিঠ খাবার জন্য যেই না মাছটাকে উল্টেছেন অমনি চারজন সাস্ত্রী এসে রাজাকে চ্যাংদোলা করে নিয়ে গেলো । রাজপুত্র অবাক ! হাতের গ্রাস তার হাতে । মুখের খাবার তার মুখে । পরিবেশনকারীদের শুধোলেন , তারা কোন উত্তর দিলো না । রাজপুত্র তখন এঁটো হাতেই উঠে পড়লেন , চললেন রাজসভার দিকে । মুখ ভার করে । মাথা নীচু করে রাজপুত্র চলেছেন দরবারের দিকে । হঠাৎ কানে এলা তার টুং টাং চুড়ির শব্দ - চোখ তুলে তাকালেন , রাজকন্যা চলছেন অন্দর মহলে । মুখ তুলে চাইলেন । চার চোখের মিলন ঘটলো । রাজকন্যা চোখ নামিয়ে চলে গেলেন অন্তঃপুরে আর রাজপুত্র রাজদরবারে ।
ধরে আনে বৃক্ষ হাওয়া । পাতারা মজা লুটে । দুলে দুলে দৌলত খাবে স্বকালে সফেদ হাত । রেখায় রেখায় নদী আছে । নাচের স্বভাব ।
নদীর ধারে এক বক বসে ছিল , সে উকুনে - বুড়িকে দেখে বললে , ' উকুনে - বুড়ি , কোথা যাস ? '
পুরান বলেছেন : লেখার বিষয় আলাদা । আপনি কি বাম হাতে টাইপ করেন ?
সাজিদ বলেছেন : আজকে পাকিস্তান খেললে সবাই বলতো ম্যাচ পাতানো হয়েছে । তবে ম্যাচের যে ফলাফল হয়েছে আমার মনে হয় আইসিসির তদন্ত করে দেখা উচিৎ ।
ঢাকা শুক্রবার ১৭ আষাঢ় ১৪১৮ , ২৮ রজব ১৪৩২ , ১ জুলাই ২০১১
লেখক বলেছেন : এইটা কিন্তু চলমান প্রক্রিয়া । তাই খেয়াল কইরা লিংক দিয়া যাবা কিন্তু । নাহয় খবর আছে !
পটুয়াখালী জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য একেএম ফখরুদ্দীন খান রাযীকে আটক করেছে পুলিশ । শুক্রবার রাতে শহরের কালিকাপুর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয় । দলীয় সূত্র জানায় , ৪৮ ঘন্টা হরতালের আগের দিন মঙ্গলবার বিকেলে শহরে জামায়াতে ইসলামী একটি মিছিল বের করে । ঐদিন রাতে পুলিশ জেলা আমীর একেএম ফখরুদ্দীন খান রাযী ও জেলা সেক্রেটারি অধ্যাপক এবিএম সাইফুল্লাহর বাসায় দফায় দফায় অভিযান চালায় । কিন্তু তারা বাসায় না থাকায় পুলিশ তাদেরকে ঐ রাতে আটক করতে ব্যর্থ হয় । শুক্রবার [ . . . ]
শেরপুর , ২৬ জুন : রোববার শেরপুরের আদালতে পানি সম্পদ প্রতিমন্ত্রীর গাড়ি ভাঙচুর মামলায় জেলা জাতীয় পার্টির ( এরশাদ ) যুগ্ম সম্পাদক মো . জয়নাল আবেদীন এবং জেলা যুব সংঘতি ' র সাধারণ সম্পাদক মো . মুরাদুজ্জামান হাজিরা দিতে গেলে আদালত তাদের আটকাদেশ দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দিয়েছে ।
মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদের দায়ের করা আদালত অবমাননা মামলার শুনানি শেষে আদালত এ রুল জারি করেন । মনজিল মোরসেদ নিজেই শুনানি করেন । তিনি বলেন , ২০০৯ সালের ২৫ জুন ঢাকার চার পাশের বুড়িগঙ্গা , তুরাগ , বালু ও শীতলক্ষা রক্ষায় হাইকোর্ট নির্দেশনা দিয়েছিলো । এতে এসব নদীর অভ্যন্তরে অবস্থিত সকল স্থাপনা অপসারণ , নদীর সীমানা পিলার স্থাপন , তীরে হাটার পথ তৈরি , নদী খনন করে পলিথিন ব্যাগসহ অন্যান্য বর্জ্য অপসারণের নির্দেশ দেয়া হয় । এ নির্দেশনা বাস্তবায়নে দুই বছর সময় বেধে দেওয়া হয়েছিলো । পরে অবশ্য সরকার পক্ষের আবেদনে এ সময়ের মেয়াদ আরও ছয় সপ্তাহ বাড়ানো হয়েছিলো । এ সময়সীমাও শেষ হয়ে যায় গত ৩০ মে । হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন না করে বিবাদীরা আদালত অবমাননার অপরাধ করেছেন । শুনানি শেষে আদালত রুল জারি করেন ।
আর সময় পেলে আমার ব্লগে ঘুরে আসবেন । স্বাগতম … অনেক আয়োজন করেছি - আমার সারাজীবনের সেরা লেখাগুলোকে ওখানে নিয়েছি । আপনি মনে হয় আগেও গিয়েছেন দু ' একবার …
এবার restart করুন আপনার browser . দেখুন তো মজা পান কি না ! আশা করি আপনাদের সবার ভাল লাগবে । ভাল থাকবেন ।
ওসমান আলীর বাবা মৃত অহিদ প্রামানিক আর মা মৃত অভরুন বেওয়া । দুই ভাই আর এক বোনের মধ্যে ছোটবেলা থেকেই ওসমান ছিলেন সাহসী ও চঞ্চল প্রকৃতির । দুষ্ট প্রকৃতির ওসমান ১০ বছর বয়সে হঠাৎ করে টাইফয়েড রোগে আক্রান্ত হন । টাইফয়েড থেকে সেরে উঠলেও তার চোখ চিরতরে অন্ধ হয়ে যায় ।
দামিনী চুপ করিয়া ভাবিতে লাগিল । আমি বলিলাম , দামিনী , আমি সংসারে অত্যন্ত সাধারণ মানুষদের মধ্যে একজন - এমন - কি , আমি তার চেয়েও কম , আমি তুচ্ছ । আমাকে বিবাহ করাও যা না - করাও তা , অতএব তোমার ভাবনা কিছুই নাই ।
আমি : আচ্ছা তুই রক উইথ রবীন্দ্রনাথ শুনসিশ ? শর্মী : নাহ . .
পুলিশ জানায় , আকিজ গ্রুপের কর্মকতা মো . মারুফসহ ৫ কর্মকর্তা একটি ব্যাগে করে ১৮ লাখ টাকা নিয়ে পায়ে হেঁটে ন্যাশনাল ব্যাংকের প্রগতি সরণি শাখায় জমা দিতে যাচ্ছিলেন । হাকিম প্লাজার কাছে পৌঁছলে একটি মটর সাইকেলে চড়ে কয়েকজন ছিনতাইকারী এসে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায় । এ ঘটনায় কেউ আহত হয় নি । পুলিশ টাকা উদ্ধারে তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে বাড্ডা থানা সূত্র ।
রাত এগারোটারও বেশি বাজে । বাবা খেয়ে ঘুমিয়ে গেছেন । বাসায় জেগে আছি আমরা তিন জন । টিভিতে তেমন কোন জমজমাট প্রোগ্রাম নেই । তিনজনেই আমার রুমে বসে আড্ডা দিচ্ছি । কাজের মেয়েটা ড্রইংরুমে বসে টিভি দেখছে । ঘুমােত যেতে বলা হয়েছে তাকে । চোখে ঘুম , অথচ ঘুমাতে যাচ্ছে না । এই এক সমস্যা কাজের মানুষদের নিয়ে । যতক্ষণ টিভি চলবে , সুযোগ পেলে ততক্ষণ টিভি দেখবে । দেখুকগে . . .
লেখক বলেছেন : আপনার পোষ্টে আইডি দিছি . . . অফিসে তো মেসেন্জারে নানা ক্যাচাল . . মেইল দেন জিমেইলে . .
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১২টি ইউনিয়নের নির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে । ইউনিয়নগুলো হলো ষাটনল , সাদুল্যাপুর , বাগানবাড়ী , দূর্গাপুর , ইসলামাবাদ , সুলতানাবাদ , ফতেপুর পূর্ব , ফতেপুর পশ্চিম , মোহনপুর , এখলাছপুর , ফরাজীকান্দি , জহিরাবাদ । চেয়ারম্যান প্রার্থী ৭৫ জন । সংরতি মহিলা সদস্য প্রার্থী ১০৪ জন , সাধারণ সদস্য প্রার্থী ৩৫৯ জন । ১২টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৯৭৮ । তন্মধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ৬৮৯ জন , মহিলা ভোটার ৭৫ হাজার ২৮৯ জন । এ উপজেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা অর্ধশতাধিক । তন্মধ্যে বাগানবাড়ী ও এখলাছপুর ইউনিয়নের বেশির ভাগ কেন্দ্রগুলো অধিক ঝুঁকিপূর্ণ । ষাটনল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৮ জন । তারা হলেন , একেএম শরীফ উল্যাহ সরকার ( দেওয়াল ঘড়ি ) , বর্তমান চেয়ারম্যান দেওয়ান গোলজার আলম ( জাহাজ ) , সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী ( আনারস ) , ফেরদৌস আলম ( গরুর গাড়ি ) , মাহবুব আলম ( কাপ পিরিচ ) , শাহজালাল প্রধান ( মাইক ) , আবু হানিফ ( দোয়াত কলম ) , নবীর হোসেন ( তালা ) । সংরতি মহিলা সদস্য পদে ৪ ও সাধারণ সদস্য পদে ৩৩ জন । এ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বীতা হবে ত্রিমূখী । একেএম শরীফ উল্যাহ সরকার , গিয়াস উদ্দিন চৌধুরী ও বর্তমান চেয়ারম্যান গোলজার আলম দেওয়ান এর মধ্যে । জহিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪ জন । তারা হলেন , মনিরুজ্জামান কানু ( দেওয়াল ঘড়ি ) , আলী আক্কাছ বাদল ( আনারস ) , মুক্তার হোসেন ( গরুর গাড়ি ) , সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম কাজল ( তালা ) , সংরতি মহিলা সদস্য পদে ৬ জন ও সাধারণ সদস্য পদে ২৩ জন । এ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বীতা হবে মনিরুজ্জামান কানু ( প্রতীক দেয়াল ঘড়ি ) ও আলী আক্কাছ বাদল ( প্রতীক আনারস ) এর মধ্যে । ফতেপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হলেন ১২ জন । তারা হলেন , নূর মোহাম্মদ ( আনারস ) , সলিমউল্যাহ লাভলু ( টেলিফোন ) , বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন খন্দকার ( মাইক ) , কাজী মেজবাহ উদ্দিন মজিদ ( বালতি ) , মোজাম্মেল হক সরকার ( গরুর গাড়ি ) , একেএম গোলাম হোসেন ( কাপ পিরিচ ) , বোরহান উদ্দিন প্রধান ( গিটার ) , সাদেকুর রহমান ( তালা ) , হাজী শাহাবুদ্দিন ভূঁইয়া ( জাহাজ ) , আব্দুল লতিফ বেগ ( দেওয়াল ঘড়ি ) , ফখরুল ইসলাম ( চশমা ) , শাহজাহান প্রধান ( দেওয়াত কলম ) । সংরতি মহিলা সদস্য পদে ৯ ও সাধারণ সদস্য পদে ৩৩ জন । এ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বীতা হবে মুলত ছলিম উল্যাহ লাভলু ( টেলিফোন ) ও নূর মোহাম্মদ ( প্রতীক আনারস ) এর মধ্যে । এখলাছপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬ জন । তারা হলেন , বর্তমান চেয়ারম্যান মেছবাহ উদ্দিন জনি ( দেওয়ালঘড়ি ) , সাবেক চেয়ারম্যান হাজী মোছাদ্দেক হোসেন মুরাদ ( গরুর গাড়ী ) , এ্যাডঃ জসিম উদ্দিন ( আনারস ) , নজরুল ইসলাম ( তালা ) , শাহাদাৎ হোসেন বেপারী ( দোয়াত কলম ) । সাংবাদিক ফরিদ উদ্দিন সিদ্দিকি ( জাহাজ ) , সংরতি মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ২৬ জন । এ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বীতা হবে বিএনপি সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মেজবাহ উদ্দিন জনি ( প্রতীক দেয়াল ঘড়ি ) ও সাবেক চেয়ারম্যান হাজী মোছাদ্দেক হোসেন মুরাদ ( প্রতীক গরুর গাড়ি ) এর মধ্যে । ফরাজীকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হলেন ৩ জন । তারা হলেন , আব্দুল আউয়াল ( তালা ) , কামাল উদ্দিন গাজী ( আনারস ) , দেলোয়ার হোসেন দানেশ ( গরুর গাড়ি ) , সংরতি মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩১ জন । এ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বীতা হবে বিএনপির সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেন দানেশ ( প্রতীক গরুর গাড়ি ) ও আব্দুল আউয়াল সরকার ( প্রতীক তালা ) এর মধ্যে । সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ৭ জন । তারা হলেন , সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম পাটোয়ারী ( তালা ) , সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী ( দোয়াত কলম ) , মঞ্জুর মোর্শেদ স্বপন ( গরুর গাড়ি ) , আবুবকর সিদ্দিক খোকন ( আনারস ) , শফিকুল ইসলাম ( কাপ পিরিচ ) , রওশন আরা ( জাহাজ ) , আঃ করিম সরকার ( দেওয়াল ঘড়ি ) । সংরতি মহিলা সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন । এ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বীতা হবে সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী ( প্রতীত দোয়াত কলম ) ও মঞ্জুর মোর্শেদ স্বপন ( প্রতীক গরুর গাড়ি ) এর মধ্যে । বাগানবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন । তারা হালেন , বর্তমান চেয়ারম্যান ফয়েজ আহমেদ ( তালা ) , মুক্তিযোদ্ধা নান্নু মিয়া ( আনারস ) , সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মাষ্টার ( দেওয়ালঘড়ি ) , আব্দুলাহ আল মামুন ( গরুর গাড়ি ) , হারুন অর রশিদ ( কাপ পিরিচ ) । সংরতি মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৭ জন । এ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বীতা হবে আওয়ামীলীগ সমর্থিত বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া ( প্রতীক আনারস ) ও আব্দুল্লাহ আল মামুন ( প্রতীক গরুর গাড়ি ) এর মধ্যে । এদিকে বর্তমান চেয়ারম্যান ফয়েজ আহমেদ , নান্নু মিয়াকে সমর্থিত করায় তার বিজয় হওয়ার পাল্লা ভারি । অপর দিকে সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মাষ্টার দেয়াল ঘড়ি প্রতীক নির্বাচনী প্রচারণা থেকে সরে এসে আব্দুল্লাহ আল মামুনকে সমর্থন করায় এ ইউনিয়নে লড়াই হবে হাড্ডাহাড্ডি । ফতেপুর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ জন । তারা হলেন , বর্তমান চেয়ারম্যান গোলাম নবী বাদল ( কাপ পিরিচ ) , এ্যাডঃ শাহরিয়ার ডালিম ( দেওয়াল ঘড়ি ) , আবুল কাশেম ( আনারস ) , আজমল হোসেন চৌধুরী ( গরুর গাড়ি ) , মজিদ বেপারী মধু ( টেলিফোন ) , মোস্তফা কামাল ( মাইক ) , আব্দুল কাইউম খান ( চশমা ) , আব্দুর রাজ্জাক ( জাহাজ ) , কাজী সালাউদ্দিন ( তালা ) , মনির হোসেন সরকার ( দোয়াত কলম ) , আবুল কালাম সরকার ( বালতি ) । সংরতি মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৬ জন । এ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বীতা হবে বর্তমান চেয়ারম্যান গোলাম নবী বাদল ( প্রতীক কাপ পিরিচ ) ও আজমল চৌধুরী ( প্রতীক গরুর গাড়ি ) এর মধ্যে । তবে আবুল কাশেম আনারস প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় এগিয়ে থাকায় তার পাল্লাও কোন অংশে কম নয় । ফলে এ ইউনিয়নে লড়াই হবে ত্রিমূখী । দূর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন । তারা হরেন , বর্তমান চেয়ারম্যান এহসান মিয়া ( দেওয়াল ঘড়ি ) , মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ( গরুর গাড়ি ) , দেওয়ান আবুল খায়ের ( মাইক ) , আরিফুল ইসলাম ইমন ( আনারস ) , একেএম আজাদ ( কাপ পিরিচ ) , খন্দকার সাইফুল ইসলাম মানিক ( জাহাজ ) , তোফাজ্জল হোসেন ( তালা ) , মমিন আলী দেওয়ান ( দোয়াত কলম ) , আবু বকর সিদ্দিক ( চশমা ) । সংরতি মহিলা সদস্য পদে ৭ জন ও সাধারণ সদস্য পদে ৩০ জন । এ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বীতা হবে বর্তমান চেয়ারম্যান এহসান মিয়া ( প্রতীক দেয়াল ঘড়ি ) ও দেওয়ান আবুল খায়ের ( প্রতীক মাইক ) এর মধ্যে । ইসলামাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন । তারা হলেন , সাজেদুল হাসান বাতেন ( দেওয়ালঘড়ি ) , সাবেক চেয়ারম্যান শাহ মোঃ আল আমিন সরকার ( দোয়াত কলম ) , মোঃ মানিক ( আনারস ) , মঈনউদ্দিন আহমেদ ( গরুর গাড়ি ) , রফিকুল ইসলাম ( তালা ) । সংরতি মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৪ জন । এ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বীতা হবে বর্তমান চেয়ারম্যান সাজেদুল ইসলাম বাতেন ( প্রতীক দেয়াল ঘড়ি ) , মানিক দর্জি ( প্রতীক আনারস ) ও সাবেক চেয়ারম্যান শাহ মোঃ আল আমিন সরকারের ( প্রতীক দোয়াত কলম ) এর মধ্যে । ফলে এ ইউনিয়নে লড়াই হবে ত্রিমূখী । সাদুল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন । তারা হলেন , বর্তমান চেয়ারম্যান মজিবুর রহমান সরকার ( দোয়াত কলম ) , সাবেক চেয়ারম্যান জোবায়ের আজিম পাঠান স্বপন ( আনারস ) , মুন্সী লোকমান আহমেদ ( দেওয়াল ঘড়ি ) , রানা আহমেদ রফিক ( গরুর গাড়ি ) , রফিকুল ইসলাম মাষ্টার ( তালা ) । সংরতি মহিলা সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন । এ ইউনিয়নটিতে দ্বিমূখী লড়াই হবে । তার মধ্যে বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান মজিবুর রহমান সরকার প্রতীক দোয়াত কলম ও আওয়ামীলীগ সমর্থিত জোবায়ের আজম স্বপন প্রতীক আনারসের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হবে । মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় এ ইউনিয়নে চেয়ারম্যান পদে কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না । তবে সংরতি মহিলা সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩০ জনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে ।
এটা কষ্ট বিষয়ক হলো কি করে । তাদুপরি কবিতা ভাল হয়েছে ।
@ ইলমের বাগানের ফুল , ঠিক বলেছেন , অব্শ্যই অব্শ্যই অব্শ্যই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - তিনি সর্বত্র হাযির - নাযির ।
চারু কৌতূহলের তাড়নায় রাগ রাখিতে পারিল না ; হাসিয়া উঠিয়া বই ফেলিয়া দিয়া কহিল , ' তুমি ভারি হিংসুটে , নিজের লেখা ছাড়া কিছু পছন্দ হয় না । '
সাগর উত্তাল থাকায় শতশত মাছধরা ট্রলার মহিপুর আলীপুর খালে আশ্রয় নিয়েছে ।
1 . দশমিনায় পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু 2 . মিথ্যা মামলা দায়ের করায় বন বিভাগের ডেপুটি রেঞ্জারের কারাদণ্ড 3 . অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মির্জাগঞ্জে ১৫ শিক্ষার্থী অসুস্থ 4 . বাউফলে বজ্রপাতে কৃষকের মৃত্যু 5 . দুমকিতে শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা
চোখের জল আসতে হয় যে দেরী এ মানুয়া ভেরী
ফুলবাড়িয়া ( ময়মনসিংহ ) প্রতিনিধি : ফুলবাড়ীয়া থানায় গৃহবধু গণ ধর্ষণ মামলার ২নং আসামী হাবুমিয়া ( ৩৫ ) পালাতক থাকার ৩ মাস ১১ দিন পর গ্রেফতার হয়েছে । গোপন সংবাদের ভিক্তিতে ফুলবাড়ীয়া থানার
উখিয়া - টেকনাফের সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি কর্তৃক জাপা নেতা মাষ্টার মনজুর আলমকে নির্যাতনে . . .
চট্টগ্রাম , ১২ জুলাই : চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের চাকরি দেবে সরকার । মঙ্গলবার নিহতদের স্মরণে আবু তোরাব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শোক সভায় শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এ . . . বিস্তারিত »
শেয়ার প্রতি নিট সম্পদ - ধরুন কম্পানি ক এর নিট সম্পদ ১০০০ টাকা এবং মোট শেয়ারের পরিমান ১০ টি । সুতরাং শেয়ার প্রতি নিট সম্পদ হল ১০০ টাকা । এটা যত বেশি হবে সেই শেয়ার তত ভাল এবং এর দাম ও বেশি হবে ।
প্রশিক্ষণঃ ফ্যাশন ও ইন্টেরিয়র ডিজাইন ডিপ্লোমা ইন ফ্যাশন ডিজাইন ও ইন্টেরিয়র ডিজাইন । কোর্সের মেয়াদ এক বছর । এ ছাড়া স্বল্পমেয়াদি কোর্সের মধ্যে রয়েছে মার্চেন্ডাইজিং ও অটোক্যাড প্রশিক্ষণ ।
ওরে নিশী - গন্ধা এই মধু মন্দা সুরভী কোথায় পেলি বল ? ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি , কোন সে ব্যথায় আঁখি ছলোছল ? ওরে শিউলী বেলী মধু পাঁপড়ী মেলি , ওরে জুঁই চামেলী , বল কোথায় পেলি ? কোথা পেলী এই ঘ্রাণ টলোমল ? ওরে শাপলা সাদা , ওরে হাসির ধাঁধা , কেন এত হেসে যাস তুই ? হাসি ভরা মুখ তুই কেথা পেলি বল ? ওই যাদুর চোখে ফোঁটে তারার মেলা , মিটিমিটি মিটি , মিটি মায়ার খেলা , নীলাকাশ ভরে কেন বল ?
নড়াইল প্রতিনিধি , ১৩ জুলাই ( বাংলার চোখ ) নড়াইলের কালিয়া উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মশিউল হক মিঠু ও তার স্ত্রী রিনা খানমের ওপর বোমা হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । গতকাল বুধবার ( ১৩ জুলাই ) দুপুরে আদালত চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় । নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক , আইনজীবি সহ সর্বস্তরের জনসাধারন অংশ নেন । মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা আওয়ামী সহসভাপতি শেখ আব্দুস সবুর , বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আকিকুর রহমান , বি এন পি নেতা অ্যাডভোকেট সামসুদ্দাহার , অ্যাডভোকেট ইমদাদুল হক , প্রেসক্লাব সভাপতি আলমগীর সিদ্দিকী , সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন প্রমুখ । বক্তারা নির্ভিক সাংবাদিকের কলমকে থামানোর জন্য এহেন নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও শান্তির দাবী করেন । মানববন্ধন কর্মসূচী শেষে এ ঘটনার জন্য দায়ী সন্ত্রাসীদের দ্রুত বিচার ও শাস্তির দাবী জানিয়ে নড়াইলের জেলা প্রশাসকের মাধ্যমে তথ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয় । গত ১০ জুলাই রাত আড়াইটার দিকে কালিয়া উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সমকালের কালিয়া প্রতিনিধি মশিউল হক মিঠুকে কলাবাড়িয়ায় নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় সন্ত্রাসীরা জানালা দিয়ে বোমা নিক্ষেপ করে । এ ঘটনায় সাংবাদিক মিঠুর ডান হাত ও বুকে গুরুতর আহত হন । তার হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বুকের বিভিন্ন স্থানে অসংখ্য স্পি ন্টার ঢুকে রয়েছে । এ সময় পাশে থাকা তার স্ত্রী রিনা খানমের মাথায়ও শক্তিশালী বোমার স্পি ন্টারের আঘাত লাগে । বর্তমানে তারা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন । চিকিৎসকেরা জানিয়েছেন , এখনো তারা আশংকামুক্ত নন ।
বগুড়া , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : প্রায় সাড়ে ৬ বছর পর দেশের বহুলালোচিত বগুড়ার কাহালু জোগারপাড়ায় উদ্ধার করা এক ট্রাক গুলি ও বিস্ফোরক মামলার কার্যক্রম সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে । আজ বুধবার বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল - ৪ - এ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে । বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত - ১ - এর বিচারক এবং স্পেশাল ট্রাইব্যুনাল - ৪ - এর দায়িত্বপ্রাপ্ত বিচারক কাজী শাহিনা নিগার আলোচিত এই মামলার সাক্ষী মুসলিম উদ্দিনের আংশিক জবানবন্দি গ্রহণ করেন । আগামী ২৩ আগস্ট একই সাক্ষীর পূর্ণ জবানবন্দি গ্রহণের দিন ধার্য করা হয় । জানা গেছে , ২০০৭ সালে ২ অক্টোবর যৌথবাহিনীর উদ্যোগে বগুড়ার জেলা প্রশাসক আলোচিত এই মামলা পুনরায় তদন্তের জন্য আইন মন্ত্রাণালয়ে আবেদন করেন । পরে আর এ মামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি । এর আগে মামলার আসামি আতিকুর রহমান দুলুর আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ ওই ঘটনায় ৪টি মামলা স্থগিত ঘোষণা করে । জানা গেছে , ২০০৩ সালের ২৭ জুন বিকেলে সিলেট থেকে আনারস বোঝাই একটি ট্রাক ( ঢাকা মেট্রো ট ১১ - ৩৩৬৬ ) নিয়ে বগুড়ার কাহালুর জোগাড়পাড়ায় আসে । ওই দিন সন্ধ্যায় কৃষকলীগ নেতা আফলাতুর রহমান পিন্টুর বাড়িতে নিরাপদ আশ্রয়ের জন্য আনারসের ট্রাকে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ চাইনিজ রাইফেলের গুলি ও বিস্ফোরকদ্রব্য ট্রাক থেকে আনলোড করা হচ্ছিল । ট্রাক থেকে গুলি ও বিস্ফোরক আফলাতুর রহমান পিন্টুর নেতৃত্বে নামানোর সময় স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন ও মোজাম নামের দুই ব্যক্তি দেখে ফেলে । তারা কাহালু থানা দূরে হওয়ায় পার্শ্ববর্তী দুপচাঁচিয়া থানায় খবর দেয় । ইতিমধ্যে এলাকার লোকজন ভারতীয় অবৈধ মালামাল ভেবে গুলি ও বিস্ফোরকের প্যাকেট লুট করে নিয়ে যায় । পরে দুপচাঁচিয়া থানার ওসি জাবিদ হাসান ঘটনাস্থলে আসেন । জানাজানি হয়ে গেলে লুট করে নিয়ে যাওয়া গুলি ও বিস্ফোরকের প্যাকেটগুলো যে যার মতো পুকুর ও ধানের জমিতে ফেলে দেয় । পরে পুলিশ আফলাতুর রহমান পিন্টুর বাড়িসহ এলাকার বিভিন্ন পুকুর , ধানের জমি , বাঁশ ঝাড় থেকে ৯৯ হাজার ৯শ ' ৬৯ রাউন্ড চায়নিজ রাইফেলের গুলি ও ১৭৪ কেজি বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে । ঘটনার পরই আফলাতুর রহমান পিন্টু পালিয়ে যায় । এখনো তিনি নিরুদ্দেশ রয়েছেন । পিন্টু বেঁচে আছে কি না এ খবর পুলিশ ও তার আত্মীয় - স্বজনদের কাছে জানা নেই । তবে এলাকার অনেকের ধারণা , পিন্টু পালিয়ে ভারতে আত্মগোপন করে আছে । উক্ত গুলি ও বিস্ফোরকদ্রব্য উদ্ধারের ঘটনায় কাহালু ও দুপচাঁচিয়া থানায় ৪টি মামলা হয় । কাহালু থানার তৎকালীন ওসি অহেদুল ইসলাম বাদী হয়ে একটি এবং দুপচাঁচিয়া থানার ওসি জাবিদ হাসান বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন । মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে । পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর হয় । সিআইডি ঢাকা জোনের কর্মকর্তা মুন্সি আতিকুর রহমান মামলার তদন্ত কাজ শুরু করেন । তদন্ত শেষে ওই বছরের ১১ সেপ্টেম্বর সিআইডি আদালতে ৪টি মামলার চার্জশিট দাখিল করে । ৪টি মামলায় ৬ জনকে আসামি করা হয় । এরা হলো বগুড়ার কাহালু বীরকেদার ইউনিয়ন কৃষকলীগের তৎকালীন আহ্বায়ক আফলাতুর রহমান পিন্টু , তার স্ত্রী আনোয়ারা খাতুন বীথি , ট্রাকের মালিক হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি ফরেস্ট বস্তির সচীন্দ্র নাথ বর্মার ছেলে আশীষ দেব বর্মা , বগুড়া শহরের ঠনঠনিয়া তেঁতুলতলার এরশাদ আলীর ছেলে বগুড়া জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান দুলু , ট্রাক চালক হবিগঞ্জের বাহুবল উলিপুরের আলালের ছেলে আলতু মিয়া , বগুড়া শহরের মালতীনগরের তোজাম্মেল হোসেনের ছেলে জামায়াত নেতা হারুন - উর রশীদ জালাল । উক্ত মামলায় সাক্ষী করা হয় ৩৮ জনকে । আসামিদের মধ্যে আতিকুর রহমান দুলু হাইকোর্টে কোয়াশমেন্ট আপিল করেন । হাইকোর্ট ডিভিশন বিচারক আব্দুর রশীদ এবং সৈয়দ রিফাদ আহম্মেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০০৫ সালের ২৭ ফেব্রুয়ারি মামলার সব কার্যক্রম স্থগিত করেন । তারপর থেকেই প্রায় সাড়ে ছয় বছর মামলার কার্যক্রম স্থগিত থাকে । আসামি আলতু মিয়ার পক্ষে মানবাধিকার সংস্থা হাইকোর্টে আবেদন করলে হাইকোর্টে রিভিশন নিষ্পত্তি হওয়ায় তিনটি মামলা চালু হয় । অপর একটি মামলা এখনো স্থগিত রয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / সস / ১৭ . ৩৬ঘ . )
সাম তুমি কোন যোগের কারনে হলে অন্ত এখনো তোমার জন্মই হলো না তবে রাখলো কারা নাম সামন্ত ?
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের সমর্থনে এক বিশাল পথসভায় উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ভোটের ময়দানে প্রতিপক্ষ শাহজাহান চৌধুরীকে চ্যালেঞ্জ
আজকে তো লজ্জা পেতে পেতে টমেটো হয়ে যাবো মনে হচ্ছে ! বাউলদের চুল দাড়ি কাটার ঘটনাতেই আমার এক আত্মীয়ের এলাকায় প্রতি বছর ধুমধাম করে ঘটা এই ঘটনার কথা মনে পড়েছে ! আমি অনেক আগে এরকম একটা মজলিশে উপস্থিতও ছিলাম , খুব ছোটবেলায় । পাগলা পানি আর ঝিকঝিকের ঘটনা আসলেই ঘটে , বিউটি পার্লারেরটা কয়েক বছর ধরে চলছে ! !
যাকাত বিষয়ে বিস্তারিত ( যাকাত কি , যাকাতের হুকুম শর্ত , কোন সম্পদে যাকাত কতো এবং আরও কিছু ) জানতে নিচের লিংক থেকে ঘুরে আসুন , আশাকরি সকলের কাজে লাগবে । http : / / www . zakatguide . org / bangla / index . html
তখন সাহাবিরা আরজ করলেনঃ ইয়া রাসূলুল্লাহ ! আমাদের সবার তো রোজাদারকে ইফতার করানোর সামর্থ্য নেই ? তখন রাসূলুল্লাহ সঃ বললেনঃ ' যে ব্যক্তি কোনো রোজাদারকে একটি মাত্র খেজুরদানা বা এক ঢোক পানি অথবা একটু দুধ মিশ্রিত পানি দ্বারা ইফতার করাবে , সে - ও এ সওয়াবের অধিকারী হয়ে যাবে । ' ' এটা এমন একটা মাস , যার প্রথমাংশ রহমত , মধ্যমাংশ মাগফিরাত এবং শেষাংশ দোজখের আগুন থেকে মুক্তি । যে ব্যক্তি এ মাসে তার ক্রীতদাসের কার্যভার লাঘব করে দেবে , আল্লাহতায়ালা তাকে ক্ষমা করবেন এবং দোজখ থেকে মুক্তিদান করবেন । '
আরফিন রুমী তো টপ ফর্ম আছে । নতুন হিসেবে পরশির গান জটিল । কিন্তু আমার কাছে বস লাগে আরফিন রুমী । ও ইদানিং যেসব এলবাম সুর করছে পুরাই জটিল । বর্তমানে বাংলাদেশি শিল্পীদের মধ্যে ওর গানই আমার সবচেয়ে ভাল লাগে । ও যে নিজে এখন আর কেন একক এলবাম করে না বুঝি না । ওর সুর করা ভালবাসি বড় ভালবাসি এখন তো পুরাই হিট ।
ভালুকা , ২৭ জুন : ময়মনসিংহ মহাসড়কের খিরু ব্রীজের ওপর মাইক্রো ও বাস এর মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত । অল্পের জন্য রক্ষা পেলো ৪০মিল শ্রমিক । প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায় , সোমবার সকালে . . . বিস্তারিত »
এছাড়া গণপরিষদ সদস্যদের মধ্য হতে আওয়ামীলীগ হতে মোট ৪৩ জনকে বহিষ্কার করা হয় । বহিষ্কৃতরা হচ্ছে - মোঃ হাবিবুর রহমান , সৈয়দ হোসেন মনসুর , মোঃ আব্দুল গফ্ফার , আবুল কালাম ফয়জুল হক , এবিএম নুরুল ইসলাম , আজমাদ হোসেন খান , মোঃ নুরুল ইসলাম , জহির উদ্দিন , মোঃ ওবায়দুল্লাহ মজুমদার , একেএম মাহাবুবুল ইসলাম , মোঃ সাঈদ , মোশাররফ হোসেন , আক্তারুজ্জামান , সৈয়দ বদরুজ্জামান , ডাঃ আবুল হাশেম , অধ্যাপক শামসুল হকম মোঃ আবদুল বারেক , ডাঃ আজহার উদ্দিন আহমেদ , গোলাম আহাদ চৌধুরী , এ হাদী তালুকদার , আদিল উদ্দিন আহমেদ এডভোকেট , মুজিবুর রহমান তালুকদার , শামসুদ্দিন আহমেদ , খন্দকার আব্দুল মালেক , ডাঃ আবু সোলায়মান মন্ডল , ডাঃ জাহিদুর রহমান , তাহেরুল ইসলাম খান , রিয়াজ উদ্দিন আহম্মদ , মোঃ আব্দুস সালাম , কেবিএম আবু হেনা , জহুরুল হক , মোশাররফ হোসেন , হাবিবুর রহমান খান , কাজী হেদায়েত হোসেন , আব্দুল হাকিম মাস্টার , মোঃ সাজেদ আলী মিয়া , মাসুদ আহমেদ চৌধুরী , ডাঃ কাজী সিরাজউদ্দিন আহমেদ , গোলাম মহিউদ্দিন আহমেদ , মোহাম্মদ হাশেম , এম . সাখাওয়াতুল্লাহ এডভোকেট , মীর্জা আবু মনসুর এবং আখতারুজ্জামান চৌধুরী । অর্থাৎ উপরোক্ত নেতারা শেখ হাসিনার বর্তমান আওয়ামীলীগ সরকারের দেয়া সংজ্ঞানুযায়ী সরাসরি যুদ্ধাপরাধী | কিন্তু তাদের বিচারের কথা কেন বলা হচ্ছে না বা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেয়া হচ্ছনা বরং এটাই আজ প্রশ্ন করা হচ্ছে , তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হবে কিনা এবং কবে ইত্যাদি ।
পিঠা - পায়েস আর খেজুরের রস দিয়ে আপ্যায়িত হয় অতিথিরা । মেলা কমিটির আহবায়ক হোসেন মাস্টার জানান , দেড়শত বছর ধরে এই গ্রামে গরু দৌড়ের আয়োজন করা হয় । আর এই উপলক্ষে অনুষ্ঠিত হয় মেলা । জেলার বিভিন্ন গ্রাম থেকে গরু আনা হয় দৌড়ের জন্য । অংশ গ্রহণকারী প্রত্যেককেই পুরস্কার প্রদান করা হয় । তাছাড়া ১০ দিনব্যাপী এই মেলায় যাত্রা , জারি , সারি , বাউল গানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
গাজীপুর , ১১ জুলাই : গাজীপুরের টঙ্গীর মিলগেইট এলাকায় পাঁচটি তুলার গুদামে অগ্নিকান্ডে দুই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে । সোমবার ভোরে এ ঘটনা ঘটে ।
র্যাব - ৫ রাজশাহীর রেলওয়ে কলোনি ক্যাম্পের সদস্যরা রোববার রাতে অভিযান চালিয়ে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে প্রাইভেটকারসহ হড়গ্রাম এলাকার ফিরোজ খান ওরফে সুমন ( ৩১ ) ও চন্ডিপুর এলাকার রাজকে ( ২৭ ) আটক করে ।
পোরশা ( নওগাঁ ) প্রতিনিধি : : জাতীয়তাবাদী দল ( বিএনপি ) দুদিন ব্যাপি ডাকা হরতাল পোরশায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে । গত বুধবার ও বৃহস্পতিবার ডাকা হরতাল চলাকালে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে ভারী কোনো যানবাহন চলাচল করেনি । . . . . বিস্তারিত
কামাল হোসেন খান : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১২টি ইউনিয়নে ৬ ' শ জন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেন । তন্মধ্যে চেয়ারম্যান পদে ১০২ জন , সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৫ জন ও সাধারণ সদস্য পদে ৩৯৭ জন মনোনয়নপত্র দাখিল করেন । গতকাল শুক্রবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন । আগামী ৩০ ও ৩১ মে বাছাই , ৭ জুন প্রত্যাহার ও ২৩ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে । এখলাছপুর ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ বর্তমান চেয়ারম্যান মেছবাহ উদ্দিন জনি , সাবেক চেয়ারম্যান হাজী মোছাদ্দেক হোসেন মুরাদ , সাংবাদিক ফরিদ উদ্দিন সিদ্দিকি , এ্যাডঃ জসিম উদ্দিন , নজরুল ইসলাম , শাহাদাৎ হোসেন বেপারী , মাজহারুল হক , রেহান উদ্দিন নেতা । ইসলামাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ সাবেক চেয়ারম্যান শাহ মোঃ আল আমিন সরকার , মোঃ মানিক , মঈনউদ্দিন আহমেদ , আবুল বাশার , রফিকুল ইসলাম , সাজেদুল হাসান বাবু , শফিকুর রহমান । জহিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম কাজল , মনিরুজ্জামান ( কানু ) , আলী আক্কাছ বাদল , মুক্তার হোসেন । সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ২৪ জন মনোনয়নপত্র দাখিল করেন । বাগানবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ বর্তমান চেয়ারম্যান ফয়েজ আহমেদ , সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মাষ্টার , আব্দুল্লাহ আল মামুন , মুক্তিযোদ্ধা নান্নু মিয়া , হারুন অর রশিদ , মুজাহিদুল ইসলাম সেলিম । ষাটনল ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ বর্তমান চেয়ারম্যান দেওয়ান গোলজার আলম , সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী , ফেরদৌস আলম , শহিদুর রহমান , মাহবুব আলম , সিরাজুল ইসলাম , শাহজালাল প্রধান , একেএম শরীফ উল্যাহ সরকার , আবু হানিফ , নবীর হোসেন , আব্দুস সোবহান প্রধান । ফতেপুর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ বর্তমান চেয়ারম্যান গোলাম নবী বাদল , এ্যাডঃ শাহরিয়ার ডালিম , আবুল কাশেম , আইয়ুব আলী , আজমল হোসেন চৌধুরী , মজিদ বেপারী মধু , মোস্তফা কামাল , আব্দুল কাইউম খান , আব্দুর রাজ্জাক , কাজী সালাউদ্দিন , মনির হোসেন সরকার , আবুল কালাম সরকার । মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার , সাবেক চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল । ফতেপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন খন্দকার , নূর মোহাম্মদ , কাজী মেজবাহ উদ্দিন মজিদ , মোজাম্মেল হক সরকার , একেএম গোলাম হোসেন , বোরহান উদ্দিন প্রধান , দেওয়ান মোঃ জহির , সাদেকুর রহমান , হাজী শাহাবুদ্দিন ভূঁইয়া , সলিমউল্যাহ লাভলু , আব্দুল লতিফ বেগ , ফখরুল ইসলাম , দেলোয়ার হোসেন সরকার , খাজা আহমেদ , শাহজাহান প্রধান , মিরাজ খালিদ । সাদুল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ বর্তমান চেয়ারম্যান মজিবুর রহমান সরকার , সাবেক চেয়ারম্যান জোবায়ের আজিম পাঠান স্বপন , আনিসুর রহমান , মুন্সী লোকমান আহমেদ , ইউসুফ মিয়া , রানা আহমেদ রফিক , রফিকুল ইসলাম মাষ্টার , আবু তাহের , আব্দুল বাতেন । সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম পাটোয়ারী , সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী , মঞ্জুর মোর্শেদ স্বপন , আনিস উদ্দিন , আবুবকর সিদ্দিক খোকন , শফিকুল ইসলাম , রওশন আরা , আঃ করিম সরকার , নজরুল ইসলাম খোকন , মনিরুজ্জামান মনির , বিষ্ণুপদ সরকার । ফরাজীকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ বর্তমান চেয়ারম্যান গাজী তোফায়েল হোসেন , ইঞ্জিনিয়ার রেজাউল করিম , আব্দুল আউয়াল , দেলোয়ার হোসেন দানেশ , কামাল উদ্দিন গাজী । দূর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ বর্তমান চেয়ারম্যান এহসান মিয়া , সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার দুলাল , আবু বকর সিদ্দিক , মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন , দেওয়ান আবুল খায়ের , আরিফুল ইসলাম ইমন , সিরাজুল ইসলাম লস্কর , একেএম আজাদ , খন্দকার সাইফুল ইসলাম মানিক , তোফাজ্জল হোসেন , মমিন আলী দেওয়ান ।
" কেন বলবে না ? অবশ্যই বলবে । " - বলে সোজা উঠে দাঁড়ালেন গননাকারি ।
মাইন্ড খাওয়া এলাউ না আর যদি খাইয়া তাকেন তাহলেতো রোজা হবে না । : - ? কি চপল ভাই মাইন্ড খাইছেন কি ?
বরগুনা , ১২ জুন : চারদলীয় জোটের ডাকা টানা ৩৬ ঘন্টা হরতালের প্রথম দিন সকাল থেকে পুলিশ বিএনপি অফিস ঘিরে রেখেছে । এ পর্যন্ত ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ । হরতাল ঠেকাতে শহরের বিভিন্ন পয়েন্টে ব্যাপক . . . . বিস্তারিত »
কোডার ভাই মোবাইল নাম্বার আপনারে দেবে না । আপনে এক কাজ করেন আমাকে হেভি কইরা খাওয়ায়া দিয়েন আমি আপনারে হাসিন হায়দারের ঠিকানা , মোবাইল নাম্বার ইত্যাদি ইত্যাদি দিয়া দিমু ।
বরযাত্রী এসে পড়লে বরের পাশে সবসময় বসে থাকে বরের ভগ্নিপতি স্থানীয় কেউ , যার সাথে ঠাট্টার সম্পর্ক চালু । স্থানীয় ভাষায় তাকে বরের ' কোলদারা ' বলা হয় । এছাড়াও নাটোর জেলার সর্বত্র ছড়িয়ে আছে অসংখ্য মুর্শিদী গান , ধূয়া গান , বারমাসি গান , জারিগান , নৌকা বাইচের গান , লোককাহিনী , মুখা খেলা , বিচ্ছেদ গান , টপ্পা গান , কবি গান , যোগীর গান , হাপু গানসহ লোকজ সংস্কৃতির বিভিন্ন উপাদান । কিছু কিছু বিলুপ্ত হয়ে গেছে । কিছু কিছু দ্রুত বিলীয়মান । সেগুলি সম্পূর্ণরূপে সংগ্রহ ও সংরক্ষণের জন্য প্রয়োজন ব্যাপক ও ধারাবাহিক কর্মযজ্ঞ । আমাদের সার্বিক সাংস্কৃতিক জাগরণ ও মুক্তির লক্ষ্যে এই লোকজ সংস্কৃতি পালন করতে পারে প্রভাবকের ভূমিকা । শুধু সেই কারণে হলেও আমাদের অগ্রসর হতে হবে লোকজ সংস্কৃতির যাবতীয় উপাদানের সংগ্রহে ও সংরক্ষণে ।
অইটাও মজা হইছে , তবে উনার চট্টগ্রামের ভাষা হল শুদ্ধ চাটগার ভাষা , আর আমারটা অসুদ্ধ চাটগার ভাষা ।
কচুয়ার কড়ইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখছেন ড . মহীউদ্দীন খান আলমগীর এমপি । ছবি ঃ মহিউদ্দিন ।
আমার বন্ধু রাশেদঃ কোন কারন ছাড়াই চোখ ভিজিয়ে দিল যে ছবিটি > > নুর নবী দুলাল
শুধু শুধু ত্যানা অবশ্যই কঠোরভাবে ১৮ + ( অপ্রাপ্ত বয়স্ক আর শরমিন্দারা দূরে থাকুন ) শুধু শুধু ভীড় কইরা শরম পাইয়েন না ! ! > > অনিমেষ রহমান
ত্রিপোলি , ২৬ জুন : লিবিয়ার ব্রেগায় ন্যাটোর বিমান হামলায় আবারো ১৫ অসামরিক লোক নিহত হওয়ার দাবি করেছে সরকার । শনিবার দেশটির সরকারি টেলিভিশনে এ দাবি করা হয়েছে । তবে ন্যাটো হামলার কথা স্বীকার করলেও তা অসামরিক এলাকায় চালানো হয়নি বলে জানিয়েছে ।
দিনাজপুর , ৩ জুলাই : দিনাজপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে আম পাকানো হচ্ছে । এ কাজে ব্যবহার করা হচ্ছে বিষাক্ত ইতোফোন । এ রাসায়নিক দিয়ে পাকানো আমে দিনাজপুরের বাজার সয়লাব হয়ে গেছে । এসব ফল দেশের বিভিন্ন এলাকায়ও বিক্রি হয় । এতে মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি দেখা দিচ্ছে ।
বেগম খালেদা জিয়ার কাছে খোলা চিঠিঃ শহীদ পরিবারের সদস্য হয়ে অন্য শহীদদেরকে অপমান করবেননা
ঢাকা ছাড়ছি আমি । আজ হাফ বেলা অফিস করে তারপর চলে চাচ্ছি । কাল থেকে অফিস করবো না । আমার একমাত্র বৌয়ের দুইমাত্র ছোট ভাইয়ের শাদী মোবারক হয়ে গেছে গত শুক্রবার । আগামী শুক্রবার বৌভাত অনুষ্ঠান । সে পরিবারের একমাত্র জামাই হিসেবে বৌভাত অনুষ্ঠানে আমার উপস্থিত থাকাটা ফরজে আইন । তাই আজকেই চলে যাচ্ছি ঢাকা ছেড়ে । সঙ্গী হিসাবে আমার হলুদ মোটর সাইকেল । আশা করছি , পথে কোনো সমস্যা না হলে বিকেল নাগাদ শ্বশুরবাড়িতে পৌঁছাবো । সঙ্গ
তখন হযরত হাকীমুল উম্মত ( রহ ) বললেন , ' তোমাদের জন্য আমি হলাম সেই কাপড় ধোয়া ধোবী । যখন তোমাদের ' কাপড় ' ময়লা হয়ে যায় তখন তোমরা আমার কাছে এসে ধোলাই করে নিয়ো এবং পাক - ছাফ হয়ে যেয়ো । '
ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া পরিমল জয়ধরকে ৭ জুলাই বাডডা থানা পুলিশ আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেয় । এই রিমান্ডের সময় কাল শেষ হওয়ার কথা ছিল । তবে পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে চাইলে চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয় ।
আবার ধরেন ঝুম বৃষ্টি ? বোঝেনইতো . . . বৃষ্টির সাথে খিচুরির একটা গভীর সম্পর্ক . . . আর খিচুরি মানেই ল্যাব এইডের ক্যান্টিনের চমৎকার রান্নার খিচুরী . . . খাইতে মন আকুপাকু করে ? ০১৭১ . . . . . হ্যালো মেসাবাহ ভাই . . . বাইরে বৃষ্টি . . বাকি কথা মেসবাহ ভাই বলবেন
ইলাউস সুনানের এই জাতীয় আরো কয়েকটি সংস্করণ রয়েছে , তবে আমার জানা মতে তুলনামূলক ভালো সংস্করণ এখনও পর্যন্ত ইদারাতুল কুরআনেরটি । কেউ সংগ্রহ করতে চাইলে এই নুসখাটি সংগ্রহ করা উচিত ।
ঝিনাইদহ , ২৬ জুন : দেশব্যাপী নেতাকর্মীদের ওপর নির্যাতন , বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা ও আরাফাত রহমান কোকোর শাস্তিসহ জিয়া পরিবারকে হেয় করার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ।
তিনি আরো বলেন , " কুমিল্লাকে সিটি কর্পোরেশন ঘোষণার ছয় মাসের মধ্যেই সেখানে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের আয়োজনে ব্যবস্থা নেবে ইসি ।
কবি বলেছেনঃ মরলে শহীদ , বাচলে গাজী . . . সবার উপ্রে পয়লা তুমরা ছাগু আর ছাগী . . . ঐ যে শোনা যায় অযুত নিযুত গেল্মানের বুকচেড়া মাতম । ঐ যে লক্ষ কোটি খূড়ধ্বনি । ছাগূর কন্ঠে ম্যাৎকার । পকেটে দিরহাম । চোখে মগবাজারের নির্দেশনামা । জ্বীভাইসাব আইজ ২৮শে অক্টোবর । বিশ্ব ছাগু দিবস । মগবাজারে যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনায় . . . . . .
ঢাকা , ৯ জুলাই : জামায়াতে ইসলামীর পটুয়াখালী জেলার আমির মাওলানা ফখরুদ্দিন খান রাযীকে গ্রেফতার করা হয়েছে । শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কালিকাপুর চৌরাস্তা এলাকায় নিজ বাসভবন থেকে পুলিশ তাকে গ্রেফতার করে ।
- অপরিচিত একজনকে এড করার জন্য ধন্যবাদ । ভাল আছেন ?
কুড়িগ্রাম , ১১ জুলাই : " ৭০০ কোটি মানুষের বিশ্বে , পরিকল্পিত পরিবার , দেশ গড়ার অঙ্গীকার " শ্লোগানে কুড়িগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হলো । সোমবার সকাল নয়টায় এ উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে । পরে কুড়িগ্রাম টাউন হলে জেলা পরিবার পরিকল্পনা উপ - পরিচালক . . . . বিস্তারিত »
আপনাকে নিমন্ত্রণ । খুব খুশি হব , যদি রঙিনে যুক্ত হয়ে ভালো ভালো লেখা ছড়িয়ে দেবার কাজটি করতে থাকেন । এখনো সবাইকে জানাই নি , অল্প লোক নিয়ে ভালো লেখা ছড়িয়ে দেবার লক্ষ্য নিয়ে শুরু করেছি । ধন্যবাদ
পাবনা , ১১ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : পাবনার সাঁথিয়া উপজেলায় দুর্বৃত্তরা এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে । তার নাম হবিবুর রহমান ( ৬৫ ) । আজ সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে । সাঁথিয়া থানার ওসি বজলুর রশিদ জানান , ভোররাতে . . . . বিস্তারিত পড়ুন »
পোস্ট করা হয়েছে : শুক্র মে ২৩ , ২০০৮ ৩ : ২৭ অপরাহ্ন
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ , ২০১১ বিকাল ৪ : ০৫
ঝিনাইদহ , ৭ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : ঝিনাইদহে ব্যবসায়ীকে হত্যার দায়ে দুই কিশোরের প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা আদায়ের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত । . . . . বিস্তারিত পড়ুন »
চে গুয়েভারা ২ বলেছেন : আপনার সন্তানরা আপনাকে ঘৃণা করে না ? এই প্রশ্ন টার জন্য আমি পত্রিকার কাটিং না আমি প্রমাণ চাই এই প্রশ্ন করা হয়েছিলো
অফিসের ম্যানেজার রেজাউল করিম জানান , তারা প্রতি দিনের ন্যায় ফিল্ডের কাজ শেষে অফিসে নতুন হিরোহোন্ডা রংপুর হ - ১২ - ৪১৬৫ ও বাজাজ প্লাটিনাম ১২৫সিসি ( অনটেষ্ট ) মটর সাইকেল রেখে পাশ্বের্র ঘরে ঘুমিয়ে পড়লে চোরেরা রাতে গ্রিল ভেঙ্গে ওই দুটি মটর সাইকেল চুরি করে নিয়ে যায় ।
লেখক বলেছেন : তাই ! ! ! আমি প্লেসটো ছিলাম বছর দুই , হোয়াইটচ্যাপেল , বো রোড এ কিছুদিন তারপর শেষ মাস পাঁচেক ছিলাম ক্যানিং টাউন এর দিকে ! বাপ্পা ভাই এর গান ভালো লাগে জেনে ভালো লাগলো , সুস্মিতা ! শুভ রাত !
আজাইরা বলেছেন : = ) আমি কিন্তু সজাগ আছি । মডুগোরে ডাক দিমু নাকি ? !
নামায কালেমায়ে তাইয়েবার পয়লা বাস্তব আমলী স্বীকৃতি । কালেমায়ে তাইয়েবার মধ্যে যে দুটো কথা স্বীকার করা হয় তা বাস্তব জীবনে মেনে চলার ট্রেনিংই হলো নামায । কালেমা ও নামাযের সম্পর্ক ঘনিষ্ঠ । ধরুন , এক ব্যক্তি ইসলাম কবুল করে মুসলিম সমাজের সদস্য হয়ে গেল । কালেমায়ে তাইয়েবা উচ্চারণ করে সে তার জীবনে দুদফা পলিসী ঘোষণা করলোঃ ১ . আমি জীবনের সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহর হুকুম মেনে চলব । আল্লাহর হুকুমের বিরোধী কারো হুকুম পালন করব না । ২ . রাসূল ( স ) আল্লাহর হুকুম যে নিয়মে পালন করেছেন , আমি একমাত্র ঐ তরীকায়ই আল্লাহর হুকুম পালন করব । আর কারো কাছ থেকে কোন নিয়ম বা তরীকা গ্রহণ করব না । এ ঘোষণার ফলে সে মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত হয়ে গেল । সে কালেমায়ে তাইয়্যেবা কবুল করে ইসলামের ৫টি বুনিয়াদের ( ভিত্তির ) প্রথমটি গ্রহণ করার ঘোষণা দিল । এখন বাকী ৪টি ভিত্তি তাকে মেনে চলতে হবে । এর মধ্যে প্রথমে নামায । যদি সকালে ইসলাম গ্রহন করে থাকে তাহলে যোহরের নামাযেই তাকে মসজিদে জামায়াতে শরীক হতে হবে । যা যা পড়তে হয় তা শিখতে কিছু দিন লাগতে পারে । কিন্তু সে অপেক্ষায় এক ওয়াক্ত নামাযও বাদ দিতে পারবে না । নামাযে যা পড়তে হয় এর যেটুকু শেখা বাকী আছে ঐটুকুর জায়গায় শুধু সুবহানাল্লাহ , সুবহানাল্লাহ পড়তে থাকবে । এভাবে কালেমা কবুলের সাথে সাথেই তার উপর নামায ফরয হয়ে গেল । রমযান মাস আসলে তাকে রোযা রাখতে হবে । তার নিকট যাকাত দেবার নেসাব পরিমাণ মাল থাকলে এক বছর পর যাকাত আদায় করবে । হজ্জ করার সাধ্য থাকলে হজ্জের মওসুমে হজ্জ আদায় করবে । কিন্তু নামায এমনই এক ইবাদত যা কালেমা কবুলের পর পরবর্তী নামাযের ওয়াকতেই তাকে আদায় করতে হবে । কালেমা কবুলের পরপরই নামাযে শামিল হয়ে সে বাস্তবে স্বীকৃতি দিল যে সে সত্যিই কালেমা কবুল করেছে । কালেমার দুদফা ঘোষণা অনুযায়ী সে নামাযের হুকুম পালন করা শুরু করে দিল । এভাবেই নামায হলো কালেমায়ে তাইয়েবা কবুল করার বাস্তব আমলী স্বীকৃতি । সুত্র
আরটিভি দুপুর ১ - ১০ অনুতপ্ত ( শাবনাজ , নাঈম ) বাংলাভিশন দুপুর ১ - ০৫ মনে রেখো আমায় ( রিয়াজ , পূর্ণিমা ) । জি বাংলা দুপুর ২ - ৩০ হাঁদা ভোঁদা ( মিঠুন , অরিত্র ) । সন্ধ্যা ৭ - ৩০ জি বাংলা গৌরব সম্মান ২০১১ । ডিডি বাংলা বিকেল ৪ - ৩০ প্রস্তর স্বাক্ষর ( সৌমিত্র চট্টোপাধ্যায় , সন্ধ্যা রায় ) । রাত ১১ - ০৫ শ্রদ্ধাঞ্জলি ( প্রসেনজিৎ , শতাব্দী ) । ইটিভি বাংলা সকাল ৮ - ৩০ হাতে রইল । দুপুর ১২ - ০০ শুধু তোমারই জন্য । ২ - ৩০ অন্নদাতা ( প্রসেনজিৎ , শ্রীলেখা মিত্র ) আকাশ বাংলা দুপুর ২ - ৩০ গুরু দক্ষিণা ( তাপস পাল , শতাব্দী রায় , রঞ্জিৎ মল্লিক ) । সন্ধ্যা ৬ - ৩০ রাজকুমারী ( উত্তম কুমার , তনুজা ) । স্টার জলসা দুপুর ১ - ৩০ সঙ্গী ( জিৎ , রঞ্জিৎ মল্লিক ) । রাত ৮ - ৩০ গ্যাঁড়াকল ( প্রসেনজিৎ , রচনা , যীশু ) । জি টিভি দুপুর ১ - ০০ মেরা নাম জোকার । ৪ - ০০ ফ্যাশন ( প্রিয়াঙ্কা চোপড়া ) । সনি বেলা ১১ - ৩০ পার্টনার ( সালমান খান , গোবিন্দ , ক্যাটরিনা কাইফ ) । বিকেল ৫ - ৩০ এফএএলটিইউ । স্টার প্লাস দুপুর ১ - ৩০ ওয়ান্টেড ( সালমান খান , আয়শা টাকিয়া , বিনোদ খান্না ) জি সিনেমা ( ভারত ) সকাল ৮ - ৩০ লোফার ( অনিল কাপুর , জুহি চাওলা ) । ১২ - ০০ ধরমবীর ( ধর্মেন্দ্র , জিতেন্দ্র , জিনাত আমান ) । ৪ - ৩০ শান ( সুনীল দত্ত , শশী কাপুর , অমিতাভ বচ্চন ) । ৮ - ৩০ নায়ক ( অনিল কাপুর , রানী ) । জি প্রিমিয়ার ( ভারত ) সকাল ১০ - ০০ রোক সাকো তো রোক লো ( সানি দেওল ) । ১ - ৩০ দুলহান হাম লে যায়েঙ্গে ( সালমান খান , কারিশমা ) । ৫ - ৩০ আপ কা সুরুর ( হিমেশ , মল্লিকা শেরাওয়াত , হান্সিকা ) । ৮ - ৩০ আমির । সেট ম্যাক্স ( ভারত ) সকাল ৮ - ৩০ তেজাব ( অনিল কাপুর , মাধুরী দীক্ষিত ) । ১২ - ৩০ এফএএলটিইউ । ৪ - ০০ মোহাব্বতে ( অমিতাভ বচ্চন , শাহরুখ খান , ঐশ্বরিয়া রাই ) । ৮ - ৩০ কিং নাম্বার ওয়ান ( নাগার্জুন ) । স্টার মুভিজ ( হংকং ) সকাল ১০ - ২৫ উইপ ইট ( ড্রিউ ব্যারিমোর ) । ১২ - ২০ অ্যালিয়েনস ইন দ্য অ্যাটিক । ১ - ৫০ ওল্ড ডগস ( জন ট্রাভোল্টা , রবিন উইলিয়ামস ) । ৩ - ২৫ ফাইভ হান্ড্রেড ডেজ অব সামার । ৫ - ০৫ দ্য প্রপোজাল ( স্যান্ড্রা বুলক ) । ৭ - ০০ দ্য সরসেরারস অ্যাপ্রেন্টিস ( নিকোলাস কেজ ) । ১১ - ০০ ফ্ল্যাটলাইনারস ( কেভিন বেকন , কিফার সাদারল্যান্ড , জুলিয়া রবার্টস ) এইচবিও সকাল ১০ - ০০ ক্লাউডি উইথ এ চান্স অব মিটবলস । ১২ - ০০ হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অব দ্য ফিনিক্স ( ড্যানিয়েল র্যাডক্লিফ ) । ৩ - ০০ হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ - ব্লাড প্রিন্স ( ড্যানিয়েল র্যাডক্লিফ ) । ৬ - ১৫ ইমাজিন দ্যাট ( এডি মারফি ) । ৮ - ৩০ বোর্ডওয়াক এম্পায়ার ( স্টিভ বুচেমি ) । ৯ - ৩০ কিক - অ্যাস ।
শুনানিতে বাদী পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন এডভোকেট সানাউল্লা মিয়া ও ঢাকা বারের সেক্রেটারি ইকবাল হোসেন ।
প্রজন্ম ফোরাম » বিবিধ » একজন প্রজন্ম গুরুর অশালীন ব্যবহার
ভাগ্নে : তা আমার পক্ষে সম্ভব নয় । কারণ পৃথিবীটা তো গোল ।
শাহ আলম বাদশা জানুয়ারি ২০ , ২০১১ @ ৪ : ৪৯ অপরাহ্ন
বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার । উক্ত বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৩ নং আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান নিজাম মীরবহর , ৫নং শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন , মোঃ তরুন সিকদার , সদস্য সচিব , বাংলাদেশ আ ' লীগ , কাঁঠালিয়া উপজেলা শাখা , ইউপি সদস্য গোলাম কিবরিয়া আমিরুল বেগম , এসিষ্ট্যান্ট প্রোগ্রাম অফিসার , নাগরিক উদ্যোগ , কাঁঠালিয়া ।
লেখক বলেছেন : এস্কিমোভাই , দুটাই আপডেট করলাম । আপনার ব্লগে আরো অনেক থাকার কথা । আমি অবশ্যই নিজেই দেখব সব । ধন্যবাদ ।
এফ কে এস বলেছেন : ব্যাপক আয়োজন মনে হচ্ছে । ইরফান কে আর ব্লগে দেখিনা যে
অধ্যাপক গোলাম আজম , আমীর জামায়াতে ইসলামী , গ্রাম - বীরগাঁও , থানা - নবীনগর , কুমিল্লা
নোয়াখালী , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : ৪ বছর বয়সী ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে ১০ বছরের মামাকে কারাগারে পাঠানো হয়েছে । আজ মঙ্গলবার দুপুরে পুলিশ আসামি রাকিব হাসানকে আদালতে হাজির করে । আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন । একই সঙ্গে শিশু অপরাধী হিসেবে সার্বিক সুবিধা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে । এদিকে ধর্ষিত শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে । ধর্ষণ ও মারামারির অভিযোগে পুলিশ রাকিবের বাবা - মাকেও আটক করেছে । বেগমগঞ্জ মডেল থানার ওসি আমিরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন । পুলিশ জানায় , উপজেলার পশ্চিম নাজিরপুর গ্রামের হামিদ সর্দার বাড়ির ইব্রাহিমের পুত্র রাকিবকে চাচাতো বোনের মেয়ে ৪ বছর বয়সী ভাগ্নি সায়নুমা আক্তারকে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন । মামলা নং - ১১ । মামলার পর রাকিবকে গ্রেফতার করা হয় বলে মামলার আই . ও এসআই হাকিম জানান । ধর্ষিত সায়নুমা উপজেলার মীরওয়ারিশপুর গ্রামের নাদু মহুরী বাড়ির সফিকুল ইসলামের মেয়ে । আসামি রাকিব শীর্ষ নিউজ ডটকমকে জানান , তার বিরুদ্ধে অভিযোগ সত্য নয় । গাছ কাটতে গিয়ে দা নিয়ে দুষ্টুমি করার সময় তাকে লাঠি দিয়ে বাড়ি দিয়েছি মাত্র । এ নিয়ে বাড়িতে সামান্য মারামারি হয়েছে । এরপর তারা আমার বিরুদ্ধে এ অভিযোগ করেছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এআই / এসসি / ১৭ . ৩৩ঘ )
সবি রুসুল নে কাহা " ইয হাবু ইলা গায়রি " আওর আনা লা হাকা ইয়ে মুজদা শুনানে আয়ে হে আ যব করম হে কে খোদ মুজরিমোকে খামি হে ( ২ ) গুনাগারো কে ইয়েহ বখশীশ করানে আয়ে হে
ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯ টি ইউনিয়ন মধ্যে ১৩ টি ইউনিয়নের জাপার চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করা হয়েছে । মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রার্থীগণ হলেন ঃ রুহিয়া - মকবুল হোসেন , আখানগর - সারোয়ার হোসেন , আকচা - শামসুল হক , বড়গাঁও - ইয়াসিন আলী , বালিয়া - শাহ আলম , আউলিয়াপুর - জামালউদ্দিন আহমেদ , চিলারং - সালেকুন হক টুলু , রহিমানপুর - আবুল কালাম আজাদ , রায়পুর - নাসিরুল ইসলাম , সালন্দর - আব্দুল কাদের , রাজাগাঁও - ঈমান আলী , দেবীপুর - নূর ইসলাম ও জগন্নাথপুর ইউনিয়নে - শহিদুল ইসলাম । জামালপুর , মোহাম্মদপুর , গড়েয়া , নারগুন , শুকানপুকুরী ও বেগুনবাড়ি এই ৬ টি ইউনিয়নে জাপা এখনো প্রার্থী বাছাই করতে পারেনি ।
৬ . মুসলিম অন্যায়ভাবে অন্যের জমি জবরদখল করে না । দলিল : আয়েশা ( রা ) বর্ণনা করেন , রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ " যে ব্যক্তি এক বিঘৎ পরিমাণ জমিতে জুলুম করল ( অর্থাৎ , জোরপূর্বক দখল করল , কিয়ামতের দিন আল্লাহ ) তার গলায় সাত তবক জমিন পরিয়ে দেবেন । " ( বুখারী : ৩ / ১৭০ ( ২৪৫৩ ) ও মুসলিম : ৫ / ৫৯ ( ১৬১২ ) , রিয়াদুস্ সালেহীন : ১ম খণ্ড - ২০৬ ] ৭ . মুসলিম সরকারী সম্পদ অবৈধভাবে অপচয় করে না । দলিল : হামযার স্ত্রী হযরত হাওলা বিনতে ' আমের আল আনসারী বলেন , আমি রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ " এমন অনেক লোক আছে যারা আল্লাহর মাল ( অর্থাৎ , সরকারী ধন - সম্পদ ) অবৈধভাবে ব্যায় করে , অপচয় করে । কিয়ামতের দিন তাদের শাস্তির জন্য জাহান্নামের আগুন নির্ধারিত রয়েছে । " [ বুখারী : ৪ / ১০৪ ( ৩১১৮ ) , রিয়াদুস্ সালেহীন : ১ম খণ্ড - ২২১ ] ৮ . মুসলিম মানুষের প্রতি দয়া পোষণ করে । দলিল : জাবীর ইবনে আবদুল্লাহ ( রা ) বর্ণনা করেন , রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ " যে ব্যক্তি মানুষকে দয়া করে না , আল্লাহও তাকে দয়া করেন না । " [ বুখারী : ৯ / ১৪১ ( ৭৩৭৬ ) ও মুসলিম : ৭ / ৭৭ ( ২৩১৯ ) ( ৬৬ ) , রিয়াদুস্ সালেহীন : ১ম খণ্ড - ২৭৭ ] ৯ . মুসলিম তার অন্য মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে । দলিল : আনাস ( রা ) - এর বর্ণনা অনুসারে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ " তোমাদের কেউই ঈমানদার হতে পারে না যতক্ষন না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে । " [ বুখারী : ১ / ১০ ( ১৩ ) ও মুসলিম : ১ / ৪৯ ( ৪৫ ) ( ৭১ ) , রিয়াদুস্ সালেহীন : ১ম খণ্ড - ২৩৬ ] ১০ . মুসলিম স্বৈরাচারী জালেম ও মজলুম উভয়কেই সাহায্য করে । দলিল : আনাস ( রা ) বলেন , রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ " তোমার ভাইকে সাহায্য কর , চাই সে ( স্বৈরাচারী ) নিষ্ঠুর জালিম হোক অথবা মজলুম । এক ব্যক্তি নিবেদন করলো , হে আল্লাহর রাসূল ! লোকটা যদি মজলুম হয় আমি তাকে সাহায্য করব এটা বুঝতে পারলাম ; কিন্তু যদি সে জালিম হয় তাহলে আমি তাকে কিভাবে সাহায্য করব ? তিনি বললেনঃ তাকে জুলুম করা থেকে বিরত রাখ , বাধা দাও । এটাই তাকে সাহায্য করার অর্থ । " [ বুখারী : ৯ / ২৮ ( ৬৯৫২ ) , রিয়াদুস্ সালেহীন : ১ম খণ্ড - ২৩৭ ]
সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ৬ ইউনিয়নে দাখিল করা মনোনয়নপত্রের সংখ্যা হলো , খুটাখালী সংরক্ষিত মহিলা ১৬ ও পুরুষ ৫৩জন । ডুলাহাজারায় সংরক্ষিত মহিলা ১২ ও পুরুষ ৬৪জন । ফাঁসিয়াখালী সংরক্ষিত মহিলা পদে ১৫জন ও পুরুষ ৫১ । চিরিঙ্গায় সংরক্ষিত মহিলা পদে ১২জন ও পুরুষ পদে ৩৬জন । সুরাজপুর - মানিকপুরে সংরক্ষিত মহিলা পদে ১১জন ও পুরুষ ৪১জন । বমু বিলছড়িতে সংরক্ষিত মহিলা পদে ৭জন ও পুরুষ পদে ২৯জন মনোনয়নপত্র দাখিল করেছেন ।
দণ্ডের পর দণ্ড এইভাবে গেল , রাজামশাই ব্যস্থ হয়ে উঠছেন । কিন্তু না শুনে উপায় নাই । বলেছেন আগা - গোড়া শুনবেন , থামিয়ে দিতে পারবেন না । সন্ধ্যার সময় রাজামশাই আর থাকতে না পেরে বললেন , ' আরে , আর কত বলবে ? এখানো কি শেষ হল না ? '
কৃষি জমির উর্বর মাটি ও গাছগাছালি ইট ভাটায় ব্যবহার করায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ( বেলা ' র ) সিলেট বিভাগীয় সমন্বয়ক এডভোকেট শাহ শাহেদা আক্তার । তিনি বলেন , আইন বহির্ভূতভাবে ফসলি জমির ৬ ইঞ্চি থেকে ৮ ইঞ্চি পরিমাণ মাটি গভীর হলে খুবই ক্ষতি ।
তাই নাকি হিমু ভাই ? অবশ্য আমার মাথার চুলও বড় : cool : তবে ভাইবেন না যে নায়ক হমু । আমি ২ / ৩ দিনের মধ্যেই কেটে ছোট করে ফেলব । : dD
নারায়ণগঞ্জ , ২৬ জুন : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক যুগ্ম সচিব মোহাম্মদ শাহ কামাল রোববার কাজে যোগদান করেছেন । সরকার গত বৃহস্পতিবার তাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় । প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ শাহ কামাল স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও . . . . বিস্তারিত »
ব্লগ পরিমণ্ডলে " ইমুডজ " নামে পরিচিত বাহরাইনের ব্লগার মোহামেদ এল - মাসকাতি গত ৩০ মার্চ ২০১১ তারিখে গ্রেফতার হন । রিপোর্টারস উইদাউট বর্ডার - এর মতে , @ ইমুডজ নামে পরিচিতি এল - মাসাকাতিকে রাজকীয় পরিবারের একজন সদস্য কর্তৃক টুইটারে হুমকী প্রদানের পর তাঁকে গ্রেফতার করা হয় ।
৭ . শান্তি ও কল্যাণ কাউন্সিলের তথ্য অফিস ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগন
তদন্ত সংস্থার আবেদনে গত ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা এম কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় । রোববার কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাকে জিজ্ঞাসাবাদের তারিখ জানিয়ে তাদের আইনজীবীকে চিঠি দেয় তদন্ত সংস্থা । সে অনুযায়ী মঙ্গলবার কামারুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হয় ।
উপকরণ মাঝারি সাইজের আম দুটো , এঁচড় আধা কেজি , চিনি পরিমাণমতো , আখের গুড় অল্প , সরষে বাটা ২ টেবিল চামচ , হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো অল্প করে ; লবণ পরিমাণমতো , পাঁচফোড়ন ১ চা - চামচ , শুকনো মরিচ ২টি , সরষের তেল আধা কাপ ।
রাঙ্গামাটি , ৮ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : রাঙ্গামাটির কাপ্তাইয়ে সরকারি সংরক্ষিত বনের কাঠ পাচারকাকালে বনরক্ষী ও পাচারকারীদের বন্দুক যুদ্ধে ২ জন গুলিবিদ্ধ হয়েছে । বৃহস্পতিবার রাতে রিজার্ভ ফরেস্ট এলাকার লঙ্কার মুখ আগাপাড়ায় কাঠ পাচার করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে । আহতরা হলো - হাসুই খই মারমা ( ২৬ ) ও উহা মং মারমা ( ১৮ ) । রাত ১২টার দিকে আহতদের স্থানীয় মিশন হাসপাতালে ভর্তি করা হয় । অবস্থার অবনতি হলে আজ তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ভজমোহন রাজবংশী জানান , বৃহস্পতিবার রাতে কাঠ পাচারকারী সিন্ডিকেট সদস্যরা দলবদ্ধ হয়ে বন বিভাগের বাগান থেকে কাঠ কেটে পাচারের প্রস্তুতি নেয় । খবর পেয়ে কর্ণফুলী রেঞ্জের দায়িত্বরত কর্মকর্তারা দ্রুত অভিযান চালায় । এ সময় পাচারকারীরা বন বিভাগের সদস্যদের ধাওয়া করে এবং গুলিবর্ষণ করে । এক পর্যায়ে বন বিভাগের পক্ষ থেকে পাল্টা গুলি ছুড়লে ২ কাঠ পাচারকারী গুলিবিদ্ধ হয় । তাদের বিরুদ্ধে কাঠপাচারের মামলা রয়েছে বলে তিনি জানান । তবে আহত হাসুই খই মারমা ও উহা মং মারমা দাবি করেছেন , তারা লংকারমুখ ছংড়াছড়ি ৬নং ওয়ার্ডের বাসিন্দা । ওই এলাকায় তাদের জুম চাষ রয়েছে । রাতে তারা জুমের ফসল হাতি এবং জীবজন্তুর হাত থেকে রক্ষা করতে পাহারা দিচ্ছিল । বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা - কর্মচারী ওই দিন টাকার বিনিময়ে পাচারকারীদের এক গ্রুপকে কাঠ পাচারের অনুমতি দেয় । কিন্তু দু ' টি গ্রুপ একসাথে কাঠ পাচার করতে গেলে বন বিভাগের সাথে চুক্তির মতবিরোধ ঘটে । এ সময় তারা কাঠ পাচারকারী অপর পক্ষকে গুলি করে সরিয়ে দেয়ার চেষ্টা করলে তারা গুলিবিদ্ধ হয় । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / ওআর / শাসি / আরআর / ১৯ . ৫৯ ঘ . )
পানি উন্নয়ন বোর্ড সূত্রে প্রকাশ , তিস্তার পানি শনিবার রাত আটটা থেকে গঙ্গাচড়ায় বাড়তে শুরু করে । এতে তিস্তা অববাহিকার গঙ্গাচড়া , কাউনিয়া ও পীরগাছা উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে পানি উঠেছে । তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর পাটের জমি । গান্নারপাড়ের বেরিবাঁধে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন ।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মতিয়র রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন , ভাটিপাড়ায় ইফতার নিয়ে একটু গন্ডগোল হয়েছে । তবে তা রাজনৈতিক কোন বিষয় নয় ।
জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ - পরিদর্শক মো . রফিকুল ইসলাম জানান , তেতুইবাড়ি এলাকায় একটি ট্রাক অপর একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সাথে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ওই গাড়ির চার যাত্রী মারা যান । আহত বাস যাত্রীরা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ।
অর্থঃ ( ( আমি কিয়ামত দিবসে জান্নাতের দরজার নিকটে আসবো , দরজা খোলার অনুমতি চাবো । অতঃপর জান্নাতের প্রহরী বলবেন , আপনি কে ? আমি উত্তরে বলবঃ আমি মুহাম্মাদ , অতঃপর প্রহরী বলবেঃ আপনার জন্যই শুধু দরজা খোলার আদেশ প্রাপ্ত হয়েছি , আপনার পূর্বে কারো জন্য ( দরজা ) খুলিনি । ) ) [ মুসলিম ]
By বিধান আইচ Rajshahi দেখা হয়েছে : ০ বার স্বাস্থ্য
হয়তো তুমি পাশেই আছো , তবু তোমায় ছুতে কি পাই ?
তারাতারিতারাতারিতারাতারিতারাতারিতারাতারিতারাতারিতারাতারি বলেন পাওয়ারম্যাক্স কি জিনিস । কেমনে ঠিক করব ব্যাড সেক্টর । তারাতারিতারাতারিতারাতারিতারাতারিতারাতারি বলেন ভাই তারাতারি ।
হ্যা এ রকম ADD ON এর মত কি কন Downloader আছে ?
বই আমার প্রার্থনা - আরাধনা - স্বপ্ন - সাধনা আর বইমেলা উৎসব আনন্দ আমার ভালবাসা । তবে বাংলা একাডেমীর একুশের বইমেলা ফেব্রুয়ারি বইমেলা এ আমার চেতনা অঙ্গীকার - অধিকার - এ এক প্রাণের মেলা বাংলা ভাষা সাহিত্য - সংস্কৃতির বিজয় মেলা । এইমেলা শুধু গ্রন্থমেলা বা নতুন গ্রন্থের প্রকাশনাই শুধু নয় , নতুন পথের শপথের সন্ধান মেধা - মনন - জ্ঞানের উদার অনুভূতি ভালোলাগা প্রেম এবং বিস্ময় । আমার স্মৃতিতে কবি জসীম উদ্দীন - সুফিয়া কামাল - হাসান হাফিজুর রহমান , সানাউল হক , শামসুর রহমান , শওকত ওসমান , মাযহারুল ইসলাম , মাহবুব উল আলম চৌধুরী , নীলিমা ইব্রাহিম , আবু জাফর ওবায়দুল্লাহ মোহাম্মদ মনিরুজ্জামান , কামরুল হাসান , কলিম শরীফ , কতোজনের সঙ্গে এই বইমেলায় হেঁটেছি , আড্ডা সংগ্রামে আন্দোলনে উদ্দীপ্ত উচ্চকিত হয়েছে হুমায়ুন আজাদ , খালেদা এদিব চৌধুরী , সমুদ্রগুপ্ত , রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ , ত্রিদিব দস্তিদার তাঁদের বইমেলায় খুঁজি স্মৃতি হাতরে ফিরি আবার আলোড়িত আলোকিত হই - শানিত হই মহাকাল । বইমেলায় বই প্রকাশক , পাঠক , লেখক শ্রোতা দর্শক সব একাকার হয়ে যাই নতুন চিন্তা সৃষ্টি সৃজন আর বাহান্নে একাত্তরে ফিরে যাই বার বার । ফিরে আসি বারবার মাইকেল , রবীন্দ্রনাথ , নজরুল , জীবনানন্দ , সুকান্তে আর বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মধন্য বাংলা ভাষা । বাংলাদেশ আমাদের অহংকারে উজ্জীবিত হয় বইমেলায়
শহীদুল জহিরের নাম প্রথম শুনি আরমান মুরাদের মুখে । কিছু ভালো উপন্যাসের তালিকার তিনি লিখেছিলেন - আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস সমগ্র , মাহমুদুল হকের ' কালো বরফ ' এবং শহীদুল জহিরের ' সে রাতে পূর্ণিমা ছিল ' । আরো পরে , বছর পেরিয়ে আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস হাতে পেয়েছিলাম , তবে ' সে রাতে পূর্ণিমা ছিল ' পাইনি । গত বই মেলায়ও ফরমায়েশ ছিল , যাকে বলেছিলাম তিনি খুঁজে পাননি । অনলাইনে পড়ে নিয়েছি সামান্য কিছু বর্ণনা । এর মাঝে শহীদুল জহিরের লেখা পড়ার আগ্রহ জাগে অন্য কারণে । ২০০৬এ এটিএনে মোস্তফা সরয়ার ফারুকীর নাটক " কোথায় পাবো তারে " ছিলো শহীদুল জহিরের ছোটোগল্পে অনুপ্রাণিত হয়ে লেখা । নাটকে দেখা যায় , ' কোথায় পাবো তারে ' গল্পের চরিত্রগুলোর সাথে মিল পায় পুরান ঢাকার নবাবপুরের একদল লোক । মহল্লার আব্দুল আজিজ ব্যাপারী ঠোঙায় করে গরম ডালপুরি কিনে ফেরার পথে আব্দুল করিমের সাথে দেখা হয় , এবং আব্দুল করিম বলে - " ডালপুরির মধ্যে ডাল নাই , হুদা আলু । " আশ্চর্যজনকভাবে এই আব্দুল করিমও তার ময়মনসিং ফুলবাড়ি আকুয়া নিবাসী অদেখা বান্ধবী শেফালীর গল্প জুড়ে সবার সাথে , এবং মহল্লার সবাই দ্বন্দ্বে পড়ে যায় । আজিজ ব্যাপারীর ছেলে দুলাল মিয়া যখন শহিদুল জহিরের " ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প " পড়তে গিয়ে - কোথায় পাবো তারে গল্পে নিজেদের খুঁজে পায় , তারা তখন অস্থির হয়ে উঠে । মতিন প্রফেসরের সাথে কথা বলে তারা ৩৬ বাংলা বাজার , মাওলা ব্রাদার্সের অফিসে গিয়ে শহিদুল জহিরকে খোঁজ করে , এবং গল্প ও বাস্তবের গোলকধাঁধায় চক্কর খায় । নাটকটি এখানে শেষ । জীবনে দেখা অনেক নাটকের মতো এটিও হারিয়ে যেতে পারতো , কিন্তু হারায়নি - কারণ ব্লগের এক তর্কে আমি এ নাটকের রেফারেন্স টেনেছিলাম যথাযথ ভাবে , এবং প্রয়োজনটা ছিলো মারাত্মক । মাঝে মাঝে সময় পেলে এর মাঝে " কোথায় পাবো তারে " আরো বেশ ক ' বার দেখেছি । এবং এবারের বইমেলায় শহিদুল জহিরের বই খুঁজেছি বেশ । উপন্যাস পাইনি , মাওলা ব্রাদার্স থেকে কিনলাম - " ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প " । মোট সাতটা গল্প । ঐ রাতেই পড়লাম - ' কোথায় পাবো তারে ' । পরদিন ' আমাদের বকুল ' । ভাষার ভিন্নটা থাকলেও শহীদুল জহিরের গল্প আমাকে কাবু করে ফেলে । পড়ে যাই , পড়ি আর পড়ি । মনে হয় - এটা আবার গল্প কি ? এটা তো নিছক বর্ণনা । কিন্তু না - পরে মনে হয় , কথার গভীরে অন্য কথায় শহিদুল জহিরের গল্প বলার এ কারিশমা আর কারো নেই । পাতায়া এসে পড়েছি - ' প্রথম বয়ান ' , ' মহল্লায় বান্দর , আব্দুল হালিমের মা এবং আমরা ' , পরশু রাতে পড়লাম ' ডলু নদীর হাওয়া ' । আরও দুটি বাকী । পড়বো কাল অথবা পরশু কিংবা তারপর দিন । মাঝে মাঝে দু : খ লাগে , অনেক জরুরী সময় অলেখকদের বই পড়ে নষ্ট করেছি । কলেজে বাংলার প্রমীলা ম্যাডাম বলেছিলেন - এই বয়সে নজরুল - রবীন্দ্রনাথ - শরৎ শেষ করার কথা । কিছুই হয়নি । বাণিজ্যের ছাত্র হয়ে - মার্কেট সেগমেন্টেশন আর স্ট্র্যাটেজির পাশাপাশি গদ্য লেখার ব্যর্থ চেষ্টা করি । এখনো শিশু শ্রেণীতে পড়ে আছি । এমন পাঠকের কাছে শহীদুল জহির এক নতুন মোহ । চলমান মোহের মাঝে আজ দুপুরে খবর পেলাম , শহীদুল জহির আর নেই । এখন তাঁর নামের পাশে লেখা থাকবে ( ১৯৫৩ - ২০০৮ ) । ব্যাখ্যাতীত ভালো লাগা লেখক আমার - প্রিয় শহীদুল জহির । . . .
জয়সিংহকে নগরে স্বাগতম জানাইতেই তো ভুলিয়া গিয়াছি । লৈয়া নগরভ্রমণে বাহির হৈয়া পড়ুন , মহাশয় !
যত দূরে যাই , জানিনা তো কবে ? জেনে রেখো শুধু ফির দেখা হবে । জানিনা আবার কবে আপনাদের সাথে আড্ডা দিতে পারবো । জীবনের মোর ঘুরানোর জন্য মাঝে মাঝে তিতা অষুধ খেতে হয় । তাই খাওয়া শুরু করলাম । তিতা খাওয়া শেষ হলে আবার মিষ্টি আড্ডা হবে । খুব দেরী হলে ৬ - ৭ মাস লাগবে । ততদিন পর্যন্ত ভাল থেকেন । আমারব্লগকে কত মিছাবো এই কথা আর ভাষায় প্রকাশ করলাম না । আইনস্টাইনের সুত্র যদি ভুল না হয় , তাহলে আমাকেও ব্লগার বন্ধুরা খুব মিস করবেন বুঝতে পারছি । কারন মানুষে মানুষে সুন্দর সম্পর্কের চেয়ে সুন্দর আর কিছু নেই । প্রতিদিনের আড্ডা , গান , কবিতা আর আস্তিক নাস্তিকের ক্যাচালে ভরে উঠুক আমারব্লগ । ছাগু সম্প্রদায়কেও খুব মিস করবো তবে এদের চিনতে যেন ভুল না হয় সেই শিক্ষাও আমাদের থাকতে হবে । কোন এক পোষ্টে নতুন করে মুক্তিযুদ্ধ করার কথা বলেছিলাম । আমরা যেন ভুলে না যাই এই যুদ্ধ আমাদের করতেই হবে । কোনদিন ফিরে এসে যদি দেখি আমারব্লগে লগইন করা যাচ্ছে না । তাহলে কষ্টের শেষ থাকবে না । কারো ইচ্ছা হলে ইনবক্সে ফোন নাম্বার দিয়েন । কোন এক আড্ডায় হয়তো সবার সাথে আবার দেখা হবে । শুভেচ্ছা ভালবাসা যতকুটু সম্ভব দিয়ে গেলাম । ভাল থেকেন সবাই ।
ঢাকা , ২১ জুন : বুড়িগঙ্গা , তুরাগ , বালু ও শীতলক্ষ্যা নদীর তীর দখল ও দূষণ রোধে মানববন্ধন , পথসভা ও র্যালি করেছে পরিবেশবাদী সংগঠন ইনিশিয়েটিভ ফর পিস ( আইএফপি ) । মঙ্গলবার সকালে বিআইডব্লিউটিএ ' র আয়োজনে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত বুড়িগঙ্গা নদীর . . . বিস্তারিত »
আদালত সভাপতি মামলার প্রেক্ষাপট তুলে ধরে আসামিদের উদ্দেশে বলেন , ' নায়েক সুবেদার শাহ আলম ভুঁইয়া ঢাকা সেক্টর সদর দপ্তরের ৮৬ জওয়ানকে আসামি করে মামলা দায়ের করেন । আসামিদের মধ্যে ২ জন এখনো পলাতক রয়েছে । ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি এ মামলার বিচার কাজ শুরু হয় । আজ ১৮ কার্যদিবসে মামলার রায় ঘোষণা করা হচ্ছে । আসামিদের বিরুদ্ধে ডিজির আদেশ অমান্য করে দরবার হল ত্যাগ , বিদ্রোহ দমনে চেষ্টা না করা , ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিদ্রোহের ব্যাপারে অবহিত না করা , সশস্ত্র অবস্থায় অবস্থান গ্রহণ , বিদ্রোহীদের সহযোগিতা করা ও লাশ গুমে সহায়তা করাসহ ৬টি অপরাধ বিবেচনায় নেয়া হয়েছে । আপনাদের বিরুদ্ধে তথ্য প্রমাণের ভিত্তিতে এসব অভিযোগ আনা হয়েছে । ১৯৭২ সালের বিডিআর আইন অনুযায়ী আসামিদের বিরুদ্ধে সকল আইনী প্রক্রিয়া সুনিশ্চিত করা হয়েছে । আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছে । ৫ জন আসামি আদালতে দোষ স্বীকার করেছেন । বাকিরা সবাই নিজেদের নির্দোষ দাবী করেন । ২ জন আসামির বিরুদ্ধে অস্ত্র বহন ও ৩ জনকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করার সার্টিফিকেট আদালতে প্রদান করা হয়েছে । ৩৩ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়েছে । আসামিদের পক্ষে ১৮ জন সাফাই সাক্ষী হাজির হয় ।
খ ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাবান মাসের চেয়ে অধিক রোযা আর কোন মাসে রাখতেন না । তিনি ( প্রায় ) পুরো শাবান মাস রোযা রাখতেন । তিনি বলতেন : " তোমরা এমন আমল গ্রহণ কর যা তোমাদের সাধ্যের মধ্যে থাকে । কারণ , আল্লাহ তাআলা বিরক্ত হন না যতক্ষণ না তোমরা বিরক্ত হও । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট এমন নামাযই পছন্দনীয় যা নিয়মিতভাবে আদায় করা হয় যদিও তা সল্প হয় । তাঁর নিয়ম ছিল , যখন তিনি কোন নামায পড়তেন নিয়মিতভাবে তা পড়তেন । [ 2 ]
প্রচার ও প্রসারের সাথে সাথে অন্তর্জালে বাংলা ভাষার ব্যবহার বাড়ছে প্রতিনিয়ত । প্রথম থেকেই অনেকে ওয়েবে বাংলা ভাষায় বিভিন্ন বিভাগ সংযোগ ও মান উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন । ইউনিকোড ব্যবহার করে বিস্তৃতি পাচ্ছে বাংলা ব্লগিং কিংবা ফোরাম । বিশ্বায়নের ফলে আসন্ন পারস্পরিক বিচ্ছিন্নতার সংকটকে মলিন করে দিয়ে সৃষ্টি হচ্ছে সাইবার সমাজ , সেখানে পিঁছিয়ে নেই বাংলাদেশের মানুষও । নিজেদের ভাবনা - প্রত্যাশাগুলোকে বিশ্বব্যাপী জানান দিচ্ছে কী - বোর্ডের দূরন্ত গতিতে । লেখালেখি ও ভাবনার এমনি এক আকাশ - উঠোন অনলাইন ম্যাগাজিন ' হাজারদুয়ারী ' । গত একুশে ফেব্রুয়ারীতে যাত্রা শুরু করে প্রতি মাসের পনেরো তারিখে অনলাইনে প্রকাশিত হচ্ছে হাজারদুয়ারী । সাদাকালোয় নির্মিত এ সাইটে ঢুকলেই মনটা ভীষণ নস্টালজিক হয়ে উঠে , ' ঐতিহ্য ও আগামীর যোগসূত্র ' শ্লোগানটি যেন ভেতরকার শেঁকড় ধরে টান দেয় । হাজারদুয়ারী ইতোমধ্যে অনেকগুলো দুয়ার খুলে দিয়েছে - সদর দুয়ার , ভাবনা দুয়ার , নন্দন দুয়ার , দখিন দুয়ার , আকাশ দুয়ার এমনই চমৎকার সব নামের বিভাগ যোগ হচ্ছে প্রতি সংখ্যায় । হাজারদুয়ারীর সম্পাদক জার্মান প্রবাসী সাংবাদিক মাসকাওয়াথ আহসান বলছিলেন - " আমরা নতুন লেখকদের খোঁজে । যারা ভাল লেখেন অথচ লেখা ফেরী করেন না , ডাকসাইটে সম্পাদকদের দপ্তরে ধর্ণা দিতে অনাগ্রহী - আমরা সেইসব প্রচারবিমুখ , নির্লিপ্ত অথচ অহংকারী লেখিয়েদের ভক্ত । … হাজারদুয়ারী আপনার ভাবনা প্রকাশের জায়গা , স্পষ্ট উচ্চারণের প্ল্যাটফরম । যারা লিখতে ভালোবাসেন , ভালোবেসে লিখেন তাদের জন্য হাজারদুয়ারীর সবগুলো দরজা খোলা । চলুন আমরা সবাই মিলে পন্ডিত লেখক এবং সেলিব্রেটি কলামিস্টদের মনোপলি ভেঙে দিই । " প্রথম ছয়টি সংখ্যা নিয়মিতভাবে প্রকাশিত হলেও ভাটা পড়েছে গত তিন মাসে । সর্বশেষ নভেম্বর সংখ্যা প্রকাশিত হলো কিছুদিন আগে । জানা গেছে - সংশ্লিষ্টদের উৎসাহে কমতি নেই বরং সময় এবং সমন্বয় সংকটেই এ বিলম্ব । এরপরও প্রত্যয় - প্রত্যাশার আশাবাদী ছাপ দেখা গেছে প্রতিটি সংখ্যায় । গল্প - কবিতার পাশাপাশি থাকছে বেশ কিছু ভাবনা জাগানিয়া নিবন্ধ । প্রবাসে বাংলা চর্চা , বর্তমান তত্বাবধায়ক সরকার বিতর্ক , সার্ক দিল্লী ঘোষণা , বাঙালীর বৈশাখ ভাবনা , স্বাধীনতার ঘোষক বিতর্কসহ চলমান সামাজিক - রাজনৈতিক ইস্যুগুলো ঠাঁই পেয়েছে হাজারদুয়ারীতে । উঠে এসেছে প্রবাসে সফল বাংলাদেশী হিরোদের গল্প । পাঠকদের সাড়াও আশাব্যঞ্জক । হাজারদুয়ারীর ওয়েব ব্যবস্থাপনা সম্পাদক আসাদুজ্জামান রুমন জানালেন - হাজারদুয়ারী পরিব্রাউজে প্রতি মাসে অনেক পাঠক যোগ হচ্ছেন । নতুন অনেক লেখক লেখা পাঠাচ্ছেন , মতামত জানাচ্ছেন । পাঠক মতামতের উপর ভিত্তি করে প্রতি সংখ্যায় বৈচিত্র্য আনা হচ্ছে । ধীর গতির ইন্টারনেট কানেকশন নিয়ে যারা পেজ লোড টাইমিং সমস্যার কথা জানিয়েছেন তাদের জন্যই ইউনিকোড পেজ অপশন থাকছে , বাড়তি পলেস্তারা লাগাতে গিয়ে হাজারদুয়ারী আভিজাত্য হারাতে রাজী নয় , বরং সাদাকালো ব্যাকগ্রাউন্ডে চমৎকার ফন্টে ঝলমল করে আমাদের অহংকারী বর্ণমালায় সৃষ্ট ভাবনার মহীরুহ । আগামী সংখ্যা হবে ' বিজয় দিবস ' সংখ্যা । স্বাধীনতা এবং বাংলাদেশ ভাবনা নিয়ে যে কোনো রকম লেখা আহ্বান করছে হাজারদুয়ারী । সম্পাদকীয় ডেস্ক থেকে জানা গেছে - ২০০৮এ হাজারদুয়ারী আসবে নতুন আঙ্গিকে , নতুন সম্ভবনায় । লেখক পাঠকের ধুসর ব্যবধান মুছে দিতে হাজারদুয়ারী আহ্বান জানাচ্ছে - একবার হলেও হাজারদুয়ারী ভিজিট করুন , অন্তত : একটি লেখা পাঠান । নিজের ভেতরের এদিক - ওদিকের ভাবনাগুলোকে জানান দিন হাজারদুয়ারীয় , নিয়মিত । ইন্টারনেটে সাহিত্য চর্চার পাশাপাশি বাংলাদেশ ভাবনার এক অনন্য অঙ্গণ হয়ে উঠবে হাজারদুয়ারী ; এমনটাই আমাদের প্রত্যাশা । . . .
জাহাঙ্গীর কবির এবং নিভৃতে স্বপ্নচারী ( পিটল ) পছন্দ করেছেন ।
আমি যখন প্রথম রংধণূ দেখি . . . ভুলে বলেফেলেছিলাম মচ ? কার ( চম ? কার ) আজকে আবার বলতে ইচ্ছে হচ্ছে । ধণ্যবাদ সাজ্জাদ আপনার সাথে আছি ।
চুয়াডাঙ্গা , ২৫ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : চুয়াডাঙ্গার দর্শনার চাঞ্চল্যকর ফারুক হত্যা মামলার অন্যতম আসামি হোসনে আরাকে ( ৩৮ ) গ্রেফতার করেছে পুলিশ । আজ শনিবার বেলা ২টায় দর্শনা শান্তিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । পুলিশ জানায় , গত ৪ জুন দর্শনার মাদক ব্যবসায়ী ফারুককে অজ্ঞাত সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে । এ ব্যাপারে ঘটনার দিনই নিহত ফারুকের স্ত্রী মহিমা খাতুন দামুড়হুদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । ওই মামলার এজাহারভুক্ত আসামি হোসনে আরা ঘটনার পর থেকে পলাতক ছিল । গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা ২টায় দর্শনা শান্তিপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে । প্রসঙ্গত , হোসনে আরার স্বামী মশিউর রহমান তপু একটি অস্ত্র মামলায় গ্রেফতার হয়ে ৪ মাস ধরে জেলহাজতে রয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / শাসি / ১৯ . ০১ ঘ . )
ঢাকা , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডেস্ক ) : পাকিস্তান বিমান বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এয়ার মার্শাল মোহাম্মদ হাসান তদন্ত কমিশনকে জানিয়েছেন , গত ২ মে মার্কিন কমান্ডো হামলায় ওসামা বিন লাদেন নিহত হওয়ার দিন বিদেশি হেলিকপ্টারের উপস্থিতির খবর পাওয়া মাত্র অপারেশনাল মানদণ্ড অনুযায়ী পাকিস্তান বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছিল । তবে ভৌগোলিক সীমাবদ্ধতার জন্য পাকিস্তানি রাডার অনুপ্রবেশকারী হেলিকপ্টার শনাক্ত করতে পারেনি । আজ মঙ্গলবার ডনের অনলাইন সংস্করণে এ সংবাদ প্রকাশিত হয়েছে । পাকিস্তানি রাডারকে ফাঁকি দিয়ে গ্যারিসন শহর রাওয়ালপিন্ডির অদূরে এবোটাবাদে ২ মে মার্কিন হেলিকপ্টার অনুপ্রবেশ করে আল - কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করতে সফল হওয়ায় গোটা পাকিস্তান সশস্ত্র বাহিনী বিশেষ করে সে দেশের বিমানবাহিনীর যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দেয় । এ প্রশ্নের জবাব খুঁজে বের করতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জাভেদ ইকবালের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয় । গতকাল সোমবার এ কমিশনকে লিখিতভাবে এয়ার মার্শাল হাসান জানান , এবোটাবাদে মার্কিন কমান্ডো অভিযানের বহু আগে থেকে পাকিস্তান বিমানবাহিনী পশ্চিমাঞ্চলীয় সীমান্তে শান্তিকালীন অবস্থা বজায় রাখত । বিমানবাহিনী ২ মে ভোর পর্যন্ত এবোটাবাদের আকাশে টহল অব্যাহত রেখেছিল । তবে অঞ্চলটি দুর্গম পাহাড়ি হওয়ায় পাকিস্তানি রাডার অনুপ্রবেশকারী হেলিকপ্টার শনাক্ত করতে ব্যর্থ হয় । ( শীর্ষ নিউজ ডটকম / এসএইচকে / এআইকে / ১৯ . ১০ঘ )
ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯ টি ইউনিয়ন মধ্যে ১৩ টি ইউনিয়নের জাপার চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করা হয়েছে । মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রার্থীগণ হলেন ঃ রুহিয়া - মকবুল হোসেন , আখানগর - সারোয়ার হোসেন , আকচা - শামসুল হক , বড়গাঁও - ইয়াসিন আলী , বালিয়া - শাহ আলম , আউলিয়াপুর - জামালউদ্দিন আহমেদ , চিলারং - সালেকুন হক টুলু , রহিমানপুর - আবুল কালাম আজাদ , রায়পুর - নাসিরুল ইসলাম , সালন্দর - আব্দুল কাদের , রাজাগাঁও - ঈমান আলী , দেবীপুর - নূর ইসলাম ও জগন্নাথপুর ইউনিয়নে - শহিদুল ইসলাম । জামালপুর , মোহাম্মদপুর , গড়েয়া , নারগুন , শুকানপুকুরী ও বেগুনবাড়ি এই ৬ টি ইউনিয়নে জাপা এখনো প্রার্থী বাছাই করতে পারেনি ।
ফয়েজ উদ্দিন শাকিল বলেছেন : আমার আমি বলেছেন : কালাপাহাড় বলেছেন : ভাইজান , পরিষ্কার কইরা বলেন । এটা কি কোন পোষ্টার নাকি ফটোশপে কাজ করা । জবাব দিন মুছে ফেলুন
কাইলা একজন হঠাৎ কইরা আমাকে হয়তো প্রসংশাই করেই " আদাব , কেয়া বাত হ্যায় " বলেন , এই ধরনের কথা ইদানিং প্রায়ই শুনি কিংবা শুনতে হয় - বহুত খুব , মারহাবা ইত্যাদি আসল বাত / কথা হইলো অনেক কষ্টে ভাষা বাংলা হইছে তার থেকেও হয়তো বেশী কষ্টে পাকিস্থানি গো তারাইছি কিন্তু এইবার কেয়া বাত তারাই কেমনে সেই চিন্তা করতাছি । বাত তো ভাত হইয়া টিভির মাধ্যমে পাতিলে ঢুকতাছে । আবার ঘরের মা বোন বা বৌ অথবা কাজের মেযেটি যথাসম্ভব জ্বাল দিয়া সালাদ সহ আমাদের সামনে দিতাছে । যারা পারতাছি তারা হজম করছি , যারা না পারতাছি তারা বিপক্ষ হবার ভয়তে মুখে সেলাই দিয়া বইসা আছি আর যারা অতি সাহসী তারা মুখ বেজার কইরা বলতাছি এই সব কি সিরিয়াল দেখ তার থিকা খেলার চ্যানেলটা দে । আবার যারা সংসারির লোক তারা আদোর কইরা বলতাছি পেয়ার বা সাদী । আসলে দোষ যে কার কিছুই বুজতাছি না যা বুজতাছি তা বলতে পারছি না আবার যা বলতে পারতাছি তা করতে পারতাছি না এই অবস্থায় যা করতে পারতাছি তাই হয়তো প্রগতি আমার কাছে প্রগতি মানে যার গতি আছে কিন্তু প্র নাই কেবল একটা গোল বৃত্তর মধ্যে চলা ।
একলাবের সহায়তায় জেলার কাঁঠালিয়ায় ডিস্ক , নলছিটিতে নলছিটি মডেল সোসাইটি ও রাজাপুরে সাইডো ' র উদ্যোগেও বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে । কাঁঠালিয়ার অনুষ্ঠানে উপজেলাা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার প্রধান অতিথি ছিলেন । সভাপতিত্ব করেন ডিস্ক নির্বাহী পরিচালক ইলিয়াস সিকদার ফরহাদ । নলছিটির অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন তালুকদার প্রধান অতিথি ছিলেন । সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সন্জয় চক্রবর্তী । রাজাপুরে অনুষ্ঠিত র্যালিতে প্রেস ক্লাব সভাপতি আবদুল বারেক ফরাজী নেতৃত্ব দেন ।
ভাইজান মোহনা কুথায় ? আমি ঠিক করিয়াছি আমি উনাকেই বিয়ে করবো পরে আপনার দেয়া প্রেমপত্রগুলা দুইজন মিলে হ্যাজাক বাত্তি জ্বালায়া পড়বো
By রওশন শিমু পঞ্চগড় দেখা হয়েছে : ০ বার অপরাধ
RUSSEL13 আপনি যদি টপক এর নাম " গর্জে উঠো বাংলাদেশ , " মিয়াওওওওওওওও " পরিবর্তন করে " গর্জে উঠো বিসিবি , " মিয়াওওওওওওওও " বা " গর্জে উঠো ক্রিকেট বোর্ড , " মিয়াওওওওওওওও " দেন তাহলে আমার মনে হয় সমস্যার সমাধান হয়ে যায় ।
সাজিদ বলেছেন : আপনারা যারা অংশগ্রহন করেছেন তাদেরকে অভিনন্দন তবে বর্ণমালার কোন পোস্টার নাই কেন ?
আচ্ছা যদি এমন হয় - - - সত্যিই বিশ্বকাপ জয় !
সোমবার : প্রীতিভাজনেষু ( বৃহস্পতিবার রাতে প্রচারিত অনুষ্ঠানের পুনঃপ্রচার হয় প্রভাতীতে ) : লাইভ ফোন ইন ( পরিক্রমা )
তো ভাইয়েরা অকাজে এভাবে অকাতরে টাকা খরচ করার আগে দয়া করে একটু ভেবে নিন । প্লীজ ।
ঢাকা , ৯ জুলাই : জামায়াতে ইসলামীর পটুয়াখালী জেলার আমির মাওলানা ফখরুদ্দিন খান রাযীকে গ্রেফতার করা হয়েছে । শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কালিকাপুর চৌরাস্তা এলাকায় নিজ বাসভবন থেকে পুলিশ তাকে গ্রেফতার করে ।
গৃহস্থের বিড়ালটা ভারি দুষ্টু । সে খালি ভাবে ' টুনটুনির ছানা খাব । ' একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে , ' কি করছিস লা টুনটুনি ? '
চট্টগ্রাম শহরের একটি বইয়ের দোকানের ( বাতিঘর ) সামনে দাঁড়িয়ে চলতি ভাদ্র মাসের ২ কি ৩ তারিখে যখন তিনি নৌকাবাইচের গল্প শুরু করেছিলেন , বেশিদূর এগোবার আগেই তাঁকে থামিয়ে দিয়েছিলাম । অনুরোধ করেছিলাম , অল্প কয়েকজনকে না শুনিয়ে মুক্তাঙ্গন - এর পাঠক - লেখক সকলকেই যেন শোনান তাঁর ওই গল্প । তখনও ভাবতে পারিনি এমন অসামান্য একটা চিঠি পড়ার সুযোগ হবে আমাদের ।
কথা , সুর ও কন্ঠঃ প্রতুল মুখোপাধ্যায় ডিঙ্গা ভাসাও সাগরে সাথীরে ডিঙ্গা ভাসাও সাগরে পূবের আকাশ রাঙা হল সাথী ঘুমায়োনা আর , জাগো রে । ভাসাও ডিঙ্গা সাগরে । । ( হো হো হো . . . . . . . . . . . . . . . . . . . . ) ওরে ডাঙ্গার টানে পরান ছিল বাঁধা , কেন রে বন্ধু এতকাল ছিল পরান বান্ধা এতকাল গরজে গুমরি ডাকে শোন ওই , তরঙ্গ উথাল পাথাল পাল তুলে দাও , হাল ধর হাতে দুস্তর সাগর হব পার জাগায়ে মাতন ঢেউয়ের নাচন মরণ - বাঁচন একাকার ।
বারইয়াহাট পৌর এলাকায় ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের দুপাশ পরিণত হয়েছে খোলা ডাস্টবিনে । এসব বর্জ্য দীর্ঘদিন পরিষ্কার না করায় দুর্গন্ধ ছড়াচ্ছে আশপাশে । এতে সৌন্দর্য্যও নষ্ট হচ্ছে । অথচ পৌরসভাটিকে রাজধানী ঢাকার বনানী - গুলশানের আদলে একটি অত্যাধুনিক মডেল পৌরসভা গঠন ছিল বর্তমান সংসদ নির্বাচনী প্রতিশ্রুতি ।
সম্মান তো শেষ কর্লাম । সামনে বিসিএস এবং মাস্টার্স । বিসিএস যে পামুনা সেটা প্রায় নিশ্চিত । তাই মনে মনে আজ প্রতিজ্ঞা কর্লাম যে একখান বিয়া কইর্যা ফালাই । পরবর্তীতে যদি সুন্দরী পাত্রী না পাই । পিতামাতার কাছে কইতে পারত্যাছি না লজ্জায় । তাই আপনাদের দ্বারস্থ হলাম । পার্লে একটু সাহায্য কইরেন । বিঃদ্রঃ মাইয়া কিন্তু চান্দের লাহান সুন্দরী হইতে হইবো নইলে কিন্তু বিয়া করুম না ।
স্বাধীনতার পর থেকেই প্রতিদিনই বিএসএফের হাতে মারা পড়ছে এক বা একাধিক বাংলাদেশী । বাংলাদেশ সরকার , পররাষ্ট্র মন্ত্রনালয় এবং বিডিআর একাধিকবার ভারত ও বিএসএফের সাথে বৈঠক করেও এ সমস্যার সমাধান করতে পারেনি বিচার তো দূরের কথা । অসচেতনতাবশত প্রতিনিয়তই অনেক বাংলাদেশী নাগরিক সীমান্তের কাছাকাছি চলে যায় বা অবৈধভাবে সীমানা পার হতে চায় । শুধু বাংলাদেশীরাই যে এমন কান্ড ঘটায় তা না । প্রতিনিয়তই ভারতীয় গরু , শাড়ি , মাদক ব্যবসায়ীরা সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটাচ্ছে । কখনো কখনো তারা ধরা পড়ছে , কখনো পড়ছে না । কিন্তু কখনোই বিডিআর বা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদের মারা পড়ার কাহিনী শোনা যায় না বা ঘটে না । বাংলাদেশ সরকার ভারতের সাথে সম্প্রতি একটি বড় ধরণের চুক্তি করে আসলো । পুরো চুক্তির কথা এখনো আমরা জানি না । বাংলাদেশ সরকারের অতীত এবং বর্তমান দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই এ সমস্যার সমাধান করা যায়নি । আর কতো ফেলানী অসহায় এবং নির্বিচারে মারা গেলে বাংলাদেশ সরকার কঠোর হবে বিএসএফের এমন মনোভাবের প্রতি । শুধু কী বিএসএফেরই দোষ এতে ? আমার তো তা মনে হয় না । ভারত সরকারের প্রত্যক্ষ সমর্থন না থাকলেও পরোক্ষ সমর্থন যে আছে তা বলার আর দরকার নেই । ভারত সরকারের বাংলাদেশের প্রতি এমন নিষ্ঠুর এবং মালিকসূচক মনোভাব বাংলাদেশের জনগণকে ভারতবিদ্বেষী হতে বাধ্য করছে । ভারতের সাথে সরকার নানা রকম সমর্থনযোগ্য এবং অসমর্থনযোগ্য চুক্তি করে বেড়াচ্ছে কিন্তু বাংলাদেশের নাগরিকদের সীমান্তে হত্যা করার ব্যাপারটা নিয়ে এখনো জোরালোভাবে কিছু করছে না দেখে আমিসহ বাংলাদেশের অনেক সাধারন নাগরিক হতাশ । বিশেষ করে তারা যারা এই সরকারের প্রতি অনেক আশা রেখে তাদের নির্বাচিনে নিরঙ্কুশ ক্ষমতা এনে দিয়েছিল । হতাশ সেই সীমান্তবাসীরা যারা নির্ঘুম রাত কাটায় সীমান্তে । আতঙ্কিত সেই সীমান্তবাসী বাবা যার প্রাপ্ত বয়স্কা মেয়ে ঘরে । কখন বিএসএফ ঘরে ঢুকে যায় । হ্যা পাঠক , অবস্থা এখন তাই । বিএসএফ দিনে দুপুরে সীমান্তে প্রবেশ করে পুকুর থেকে মাছ মেরে যায় । হা করে তাকিয়ে দেখে পুকুরের মালিক , হা করে তাকিয়ে দেখে গ্রামবাসী । হা করে তাকিয়ে দেখা ছাড়া তাদের কীইবা করার আছে । তাদের নিরাপত্তা কে দিবে ? তাদের নিরাপত্তা দেবার কথা কাদের ? কোন সরকার কী পারছে রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা প্রদান করতে ? সীমান্তবাসীর আতঙ্ক এখন আমার চোখে , আমার অন্তরে ! বাংলাদেশের সমস্ত নাগরিকের জীবনের নিরাপত্তা চাই ।
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল 18 . 53 ° N 73 . 87 ° E । [ ১ ] সমূদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৫৭০ মিটার ( ১৮৭০ ফুট ) ।
দেবো তোমায় ভালবাসা , প্রতিটি জনম প্রতিটি কদম ; করলাম আমি আজ এই শপথ , প্রতিটি জনম , তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা সুহাসিনী ; তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা . . . . . . . . ।
মূল ব্যাপারটা এখন ও সরকারী পর্যায়ে রয়ে গেছে । তারা যদি সর্তক হয় এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করে তাহলে আমরা এর সুফল ভোগ করতে পারবো । নয়তো তেমন একটা অবস্থার পরিবর্তন হওয়ার কোন প্রকারের আশা নেই । ( কেউতো আর ব্যবসা করতে এসে কম লাভ বা চ্যারিটি করবে না । যে যেভাবে পারে লাভ করবার তালে থাকবে । এটি দেখতে হবে সরকারকে । সরকারকে যেমন ব্যবসায়ীদেরকে পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিতে হবে । তেমনি সর্তকভাবে খেয়াল ও রাখতে হবে যাতে কেউ এর অপব্যবহার না করে । )
জেলার বিশেষ উল্লেখযোগ্য খেলার নাম , বিবরণ ও বাৎসরিক আয়োজনঃ
পোষ্ট করেছেন : ২২ টি মন্তব্য করেছেন : ২০২ টি ব্লগ লিখছেন ০ বছর ৬ মাস ২১ দিন ব্লগটি দেখা হয়েছে : ২৫৮৩ বার
কড়িকান্দি ইউনিয়ন ( উপজেলা সদর ) ঃ চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন সরকার ( স্বতন্ত্র ) । সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১ . পিয়ারা বেগম ২ . রত্মা আক্তার ৩ . মমতাজ বেগম । সাধারণ ওয়ার্ডের সদস্য ১ . আঃ ওহাব ভূইয়া ২ . মোঃ সফিকুল বেপারী ৩ . মোঃ গিয়াস উদ্দিন ৪ . শাহ আলম ৫ . আবুল হাসেম ৬ . মোঃ মোহন মিয়া শিকদার ৭ . আবুল কাসেম ৮ . মোঃ আক্কেল আলী ৯ . মোঃ আলমগীর হোসেন ।
লেখক বলেছেন : হা হা হা , আমার ওস্তাদের লগে আমার লেখাডা সোকেচে রাখলা ? খুব খুশি আমি , ভাইগনা উমমা
চাটিকিয়াং রুমান বলেছেন : @ শাকিল ভাইঃ আপনারে দেখছিলাম কিছুদিন আগে রিকশায় ঘুরতে ছিলেন । সাথে গাংচিল টাইপের কেউ একজন ছিল মনে হয় । আপনার না ইয়ার ফাইনাল পরীক্ষা ? পরীক্ষার আগে এভাবে রিকশায় গাংচিল নিয়ে ঘোরা ভালু না ।
১০ । পুরুষঃ বসার সময় ডান পায়ের আঙ্গুলগুলি মুড়াইয়া রাখিয়া তার উপর ভর দিয়া পায়ের পাতা খাড়া রাখিবেন এবং বাম পায়ের পাতা বিছাইয়া তার তালুর উপর বসিবেন ।
এমন সময়ে পরীক্ষার কাছাকাছি কলিকাতার বাসা হইতে খবর আসিল , বংশী জ্বরে পড়িয়াছে এবং ডাক্তার আরোগ্য অসাধ্য বলিয়া আশঙ্কা করিতেছে । বনোয়ারি কলিকাতায় গিয়া দিনরাত জাগিয়া বংশীর সেবা করিল , কিন্তু তাহাকে বাঁচাইতে পারিল না ।
বনের অন্যান্য পশুপাখি বানরের ভাগ্যে ঈর্ষা অনুভব করিতে শুরু করিল । তাহারা এত কষ্ট করিয়া রাজাকে তৈল মর্দন করিয়া রাজার শুভদৃষ্টির আওতায় আসিতে পারে না । আর বানর কি না এক খোঁচায় সিংহের মন জয় করিয়া লইল । ইহা কিভাবে মানিয়া লওয়া যায় ? আমরাও খোঁচাখুচি শিখিব । যা ভাবা , তাই কাজ । শুরু হইল খোঁচাখুচি । এ ওকে খোচা দেয় তো ও দেয় সে কে । খোঁচার মহাৎসব শুরু হইল সারা রাজ্যে । এই খোঁচাখুচিতে সবথেকে এগিয়ে জনাব গর্ধব চন্দ্র যাকে গাধা নামে ডাকা হইয়া থাকে । সে যাকে পায় তাকেই খোচায় । একদিন বাঘ্র মহাশয় ঘুমাইয়া ছিলেন । গাধা নিজেকে নিয়ন্ত্রন করিতে পারিল না । দিল এক খোঁচা । আর যাবে কোথায় ? একে তো বাঘ্র মহাশয়ের কাচা ঘুম ভেঙ্গে গেছে , তার উপর ক্ষুধাও লেগেছিল । দেরী না করে বাঘ্র মশাই দিল খোঁচা , মানে থাবা । সেই থাবায় গাধার এক কান গেল কেটে । কান কাটা গাধা দেখে বাঘ্র মহাশয় খিদা ভুলে হাসিতে লাগিলেন । গর্ধব আর কি করিবে ? গিয়ে রাজা সাহেবের কাছে নালিশ জানাইলেন । সিংহ দেখিল , বিষয়টা গুরুতর । সারা রাজ্য খোঁচাময় হইয়া গিয়াছে । সবাই কাজ কর্ম বাদ দিয়া খোঁচাখুচিতে ব্যস্ত । সবাই পরোপকারও ভুলে গেছে । কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা বাদ দিয়া খোঁচা মারিতে থাকে । অতএব খোঁচা বন্ধ । এই রাজ্যে আর কেউ খোঁচা মারিতে পারিবে না । খোঁচার উপর নিষেধাজ্ঞা দিয়ে সারা রাজ্যে ঢেরা পেটানো হইল । যে খোঁচা দিবে তার শাস্তি নির্ধারিত হইল , ৫০ বার নিজেই নিজেকে খোঁচা দেয়া । খুব শীঘ্রই রাজ্য থেকে সকল প্রকার খোচাখুচি বিদায় নিল ।
রঙ্গীন প্রজাপতি মে ১৩ , ২০১১ @ ১ : ৪২ অপরাহ্ন
দুপুরের রোদ এখন আমার পায়ের কাছে এসে বসে আছে । মনে হচ্ছে পর্দা কিনতে হবে । কালকে জামানের রাত দেড়টার দিকে খুব খিদা লাগলো । রান্নাঘর থেকে খুট খাট আওয়াজ পাচ্ছিলাম । কিছুক্ষন পর একটা বাটি সামনে বাড়িয়ে ধরে বললো - খান । তাকিয়ে দেখি কালো … Continue reading →
আহত পুলিশ সদস্যরা হলেন , এসআই ইদ্রিস আলী , কনস্টেবল মাহবুব , খলিল , খাইরুল ও মহিদুল । তাদেরকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে ।
* * প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য দুই সৈনিক দুটি বোমা নিয়ে গাড়িতে করে যাচ্ছিল । একটি বোমা ছিল একজনের কোলে । সে চালক সৈনিককে বলল , ' আস্তে চালাও , যেকোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে । ' চালক সৈনিক আশ্বস্ত করল , ' চিন্তা কোরো না , গাড়ির পেছনে আরেকটা বোমা তো আছেই । '
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের ( জেএমবি ) বর্তমান প্রধান মাওলানা সাইদুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে । আজ বুধবার ঢাকার মহানগর হাকিম কামরুন্নাহার রুমি এ - সংক্রান্ত আদেশ দেন । সাইদুর রহমানের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দিয়েছেন । মহানগর গোয়েন্দা পুলিশ ( ডিবি ) তিন দিনের রিমান্ড শেষে আজ তাঁকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে । এর আগে ডিবি পুলিশ কদমতলী থানায় সন্ত্রাসবিরোধ আইনের একটি মামলায় সাইদুর রহমানকে চার দিনের রিমান্ডে নেয় । রাজধানীর কদমতলী থানায় সন্ত্রাসবিরোধ ও …
এছাড়াও চেয়ারপারসনের গুলশান কার্য়ালয়ে একটি সূত্র বার্তা২৪ ডটনেটকে জানায় , মরহুমের বড় মেয়ে যদি অস্ট্রেলিয়া থেকে বিকেল পাঁচটার আগে ঢাকায় আসে তাহলে আজ নতুবা আগমীকাল শনিবার মানিকগঞ্জে পারিবারিক কবরস্থানে মহাসচিবের মরদেহ দাফন করা হবে । বিএনপি মহাসচিব দেলোয়ার ( ৭৮ ) বুধবার বিকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান । বৃহস্পতিবার মরদেহ ঢাকায় পৌঁছানোর পর আরমানিটোলা খেলার মাঠে তার প্রথম , হাইকোর্টে দ্বিতীয , সংসদের দক্ষিণ প্লাজায় তৃতীয় , বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে চতুর্থ জানাজা হয় । বাদ আছর নয়া পল্টনের দলীয় কার্যালয়ে আরো দু ' টি জানাজা অনুষ্ঠিত হবে ।
এছাড়া বগুড়ার সরকারদলীয় সংসদ সদস্য আব্দুল মান্নানসহ বিভিন্ন পেশাজীবীদের বিরুদ্ধে ৫৬টি মামলা দায়েরের কাজ চলছে বলেও জানান তিনি । ফররুখ আহমেদ দাবি করেন , বর্তমানে দুদক স্বাধীনভাবেই কাজ করছে । সম্প্রতি আরাফাত রহমান কোকোসহ দুদকের দায়ের করা ২৩টি মামলার রায় হয়েছে ।
দেখিতে সুন্দরী কন্যা পরথম যৌবন | কিঞ্চিত্ করিব তার রূপের বর্ণন | | চান্দের সমান মুখ করে ঝলমল | সিন্দুরে রাঙ্গিয়া ঠুট তেলাকুচ ফল | | জিনিয়া অপরাজিতা শোভে দুই আখি | ভ্রমরা উড়িয়া আসে সেই রূপ দেখি | | দেখিতে রামের ধনু কন্যার যুগল ভুরু | মুষ্টিতে ধরিতে পারি কটিখানা সরু | | কাকুনি সুপারি গাছ বায়ে যেন হেলে | চলিতে ফিরিতে কন্যা যৌবন পরে ঢলে | | আষাঢ় মাস্যা বাশের কেরুল মাটি ফাট্যা উঠে | সেই মত পাও দুইখানি গজন্দমে হাটে | | বেলাইনে বেলিয়া তুলিছে দুই বাহুলতা | কণ্ঠেতে লুকাইয়া তার কোকিলে কয় কথা | | শ্রাবণ মাসেতে যেন কাল মেঘ সাজে | দাগল - দীঘল কেশ বায়েতে বিরাজে | | কখন খোপা বান্ধে কন্যা কখন বান্দে বেণী | কূপে রঙ্গে সাজে কন্যা মদনমোহিনী | | অগ্নি - পাটের শাড়ী কন্যা যখন নাকি পরে | স্বর্গের তারা লাজ পায় দেখিয়া কন্যারে | | আযাইঢ়া জোয়ারে জল যৌবন দেখিলে | পুরুষ দূরের কথা নারী যায় ভুলে | | *
খুলনা , ১০ জুলাই : পুলিশের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান সভাপতিসহ ১৮ আইনজীবী । রোববার সকালে তারা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্বপন কুমার সরকারের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন । আদালত শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তাদেরকে জামিন দেন । খুলনা থানার এস আই পুষ্পেন দেবনাথ গত বৃহস্পতিবার রাতে ২০ জন আইনজীবীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৩০ / ৪০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন । মামলায় অভিযুক্ত করা হয় জেলা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ হোসেন রনি , সাবেক সভাপতি আব্দুল্লাহ হোসেন বাচ্চু , এস আর ফারুক , জিল্লুর রহমান , গোলাম মওলা , মাহফুজুর রহমান মফিজ , শেখ হাফিজুর রহমান , আবুল হোসেন হাওলাদার , লতিফুর রহমান লাবু , ইমাম হোসেন , মাসুদ , কবির হোসেন , লস্কর শাহ আলম , আনিস , রফিকুজ্জামান , অনুরাগ ব্যানার্জি , রেজাউল , রকিব , শহিদুল ইসলাম এবং নূরুল হাসান রুবাকে । এদের মধ্যে জিল্লুর রহমানকে পুলিশ শনিবার রাতে নগরীর সাউথ সেন্ট্রাল রোড থেকে গ্রেফতার করে । তবে রকিব নামে খুলনা বারে কোনো আইনজীবীর সন্ধান মেলেনি । এজাহারে বাদি অভিযোগ করেন , গত ৬ জুলাই হরতাল চলাকালে খুলনা জেলা জজ কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে হরতাল সফল করতে আইনজীবীরা লাঠি - সোটা , ইট - পাটকেল নিয়ে জঙ্গি মিছিল সহকারে মারমুখি ও আক্রমণাত্মাক ভঙ্গিতে অবস্থান করে । তাদের এ অবস্থানের ফলে জনসাধরণের চলাচলে বাধা সৃষ্টি হয় । তারা এ সময়ে মারমুখি আচরণ করতে থাকে এবং যানবাহন ভাঙচুরের চেষ্টা করে । খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তাদেরকে গালাগাল করে , ইট - পাটকেল ছুঁড়ে মারে , লাঠি দিয়ে আঘাত এবং কিল ঘুষি মেরে আহত করে । জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ হোসেন রনি জানান , ৬ জুলাই হরতাল চলাকালে পুলিশ প্রেস ক্লাবের সামনে থেকে অ্যাডভোকেট মশিউর রহমান নান্নুকে অন্যায়ভাবে গ্রেফতার করে । এর প্রতিবাদে দুপুরে আইনজীবীরা আদালত এলাকায় শান্তিপূর্ণভাবে মৌণ মিছিল বের করে । মিছিলটি কোর্ট চত্ত্বর প্রদক্ষিণের সময় পুলিশ অতর্কিতে ঘটনাস্থলে পৌছে এবং এসি আলিমুজ্জামান , ওসি কামরুজ্জামান , এসআই পুষ্পেন দেবনাথ , ইন্সপেক্টর শাহজাহানের নেতৃত্বে বিনা কারণে আইনজীবীদের ওপর হামলা চালানো হয় । বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতির জরুরি সভায় দায়ি পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারী মামলা করার সিদ্ধান্ত নেয়া হয় । এ খবর জানতে পেরে পুলিশ তড়িঘড়ি করে সন্ধ্যার পরে থানায় মামলা করলেও দুপুরে মামলা রেকর্ড হয়েছে বলে দেখানো হয় । রোববার জামিনে আবেদন করা হলে আদালত জামিন মঞ্জুর করেন । তিনি জানান , খুব শিগগিরই পুলিশের বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারী মামলা হবে । বার্তা২৪ ডটনেট / ইএম
কক্সবাজার সদর উপজেলার ইসলামবাদ ও ইসলামপুর ইউনিয়নের নির্বাচনের উপর ৩ সপ্তাহের জন্য হাইকোর্ট রুল জারি করলেও স্থগিত ঘোষণা করেনি । ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান
অভিবাসী উন্নয়ন প্রোগ্রাম ( ওকাপ ) আড়াইহাজার এর উদ্যোগে ও সোস্যাল ইসলামি ব্যাংকের সহযোগীতায় মেলাটি অনুষ্ঠিত হয় । মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ । এসময় উপস্থিত ছিলেন , উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজালাল মিয়া , আওয়ামীলীগ নেতা আজিজুল হক মোলা , আবুল মুনছুর মাষ্টার , জাকির হোসেন মোলা , লতিফ মোলা , ওকাপের ফিল্ড অফিসার আমিনুল ইসলাম , আড়াইহাজার থানা প্রেসকাবের সভাপতি মাসুম বিলাহ , তানভীর হোসেন ও মোস্তাফিজুর রহমান সুমন প্রমুখ । মেলায় লিবিয়া ফেরত যুবকরা তাদের সুবিচার পাওয়ার জন্য ব্যানার ও ফেষ্টুন নিয়ে অতিথিদের দৃষ্ট আকর্ষণ করেন । প্রথমবারের মত এ মেলা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে । ওকাপের ফিল্ড অফিসার আমিনুল ইসলাম জানান , বিদেশ ফেরত সকল যুবকদের সমস্য মোকাবেলা করাই মেলার মুল উদ্দেশ্য ।
রহিম মোহাম্মদ , সন্দ্বীপ : সন্দ্বীপে দাবীকৃত টাকা না দেয়ায় মা ও মেয়ের নৃশংস খুনের ঘটনা ঘটেছে । ৭ জুলাই সন্ধ্যা ৭টায় উপজেলার গাছুয়া ইউনিয়নের বীনা হাজির বাড়ির প্রবাসী আব্দুল কাদেরের গৃহে এ ঘটনা ঘটে । পুলিশ এবং পারিবারিক সূত্রমতে প্রবাসী আব্দুল কাদেরের ভাগিনা আমির হোসেন ( ২২ ) দাবিকৃত টাকা না পেয়ে পরিকল্পিতভাবে মামী নিলুফা বেগম ( ৩২ ) ও মামাতো বোন স্মৃতিকে ( ৭ ) নির্মমভাবে কুপিয়ে হত্যা করে । হত্যা প্রচেষ্টায় বেঁচে যাওয়া অপর মামাতো বোন সাথী ( ১১ ) আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে ।
কক্সবাজার , ১১ জুলাই : কক্সবাজারে নির্বাচনোত্তর সহিংসতায় একজন নিহত হয়েছেন । এসময় আহত হন আরো তিনজন । রোববার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে । আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় । নিহতের পরিবার ও নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ জানান , আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান . . . . বিস্তারিত »
হরতালে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় পুলিশী টহল জোরদার করা হয়েছে । নগরীতে চাপা উত্তেজনা বিরাজ করছে ।
আমিতো ধন্য হ ' য়ে যাই আরো পেয়ে আরো , ভালবাসা , এ জীবনে বুঝি এই কামনায় প্রতিদিন কাছে আসা ।
কথা : নাজিম মাহ্মুদ সুর : সাধন সরকার রক্ততীলক ললাটে সূর্য , রাজপথ রোশনাই শোনিত অর্য্যে প্রাণের পুষ্প অবিনশ্বরতায় । । জীবন - মৃত্যু তুচ্ছ মোদের মায়ের অশ্রুজলে লক্ষ ছেলের বক্ষ পাঁজর জ্বলছে বজ্রানলে ধন্য মা তোর গর্ভ ধারণ তুলনা যে তোর নাই । । কন্ঠ মোদের রুদ্ধ করিবে , এমন সাধ্য কার সহস্র কোটি কন্ঠে যখন দৃঢ় অঙ্গীকার । আমরা শুনেছি রক্তধারায় মহাসাগরের গান আমরা দেখেছি মৃত্যুর মুখে নবজীবনের বান পুণ্য স্মৃতির আলোয় আমরা জীবনের জয় গান ।
খাগড়াছড়ি , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার শিলাছড়িতে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের ( ইউপিডিএফ ) মানববন্ধন কর্মসূচি চলাকালে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ২ জন গুলিবিদ্ধ হয়েছে । মানববন্ধন কর্মসূচির শেষ পর্যায়ে দুপুর ১২টার দিকে এ গুলির ঘটনা ঘটে । আহতরা হচ্ছে শিমুল চাকমা ও নিউটন চাকমা সুজন । খাগড়াছড়ি ' র অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন সাঈদী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , ঘটনায় দুই জন গুলিবিদ্ধ হয়ে লক্ষীছড়ি হাসপাতালে ভর্তি হয়েছেন । রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার একে এম জহিরুল ইসলাম জানান , মানববন্ধন চলাকালে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দুই রাউন্ড গুলি ছোড়ে । এতে দুই জন গুলিবিদ্ধ হয় । ঘটনাস্থলে পৌছুলে বিস্তারিত জানাতে পারবেন বলে তিনি জানান । ইউপিডিএফ ' র গণমাধ্যম প্রধান নিরণ চাকমা এ হামলার ঘটনার জন্য সন্তু লারমার বোরখা পার্টিকে দায়ী করেছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / সস / ১৪ . ১৮ঘ . )
তোমরা ' ইউনাইটেড্ স্টেট্স ' কোথায় জান ? পৃথিবীর মানচিত্রের বাঁ ধারে গোলাকাটির নাম নূতন মহাদ্বীপ । নূতন মহাদ্বীপের বড় দেশটা আমেরিকা । আমেরিকার মাঝখানটা খুব সরু , দেখিতে দুটি দেশের মত দেখায় । এই দুইটির উপরেরটির নাম উত্তর আমেরিকা আর নীচেরটির নাম দক্ষিণ আমেরিকা । উত্তর আমেরিকার যত দেশ , ইউনাইটেড্ স্টেট্স তাহার মধ্যে সকলের বড় ।
দলীয় সূত্রমতে , গত ৫ , ১২ ও ১৩ জুন হরতাল পালনের নেতিবাচক অভিজ্ঞতা থেকেই খালেদা জিয়া দীর্ঘমেয়াদি কঠোর আন্দোলনের প্রস্তুতি নিতে এসব টিম গঠন করে দেন । দলটির স্থায়ী কমিটির সদস্য , ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্যরা টিমগুলোর নেতৃত্ব দিচ্ছেন । এসব টিম আগামী ৩০ জুন পর্যন্ত দেশের সবকটি সাংগঠনিক জেলা সফর করবে । সফরকালে সংগঠনের অবস্থা ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবে নেতাকর্মীদের সঙ্গে । তাদেরকে আগামী ৭ জুলাইয়ের মধ্যে দলীয় প্রধানের কাছে চলমান সফরের সাংগঠনিক রিপোর্ট পেশ করার নির্দেশ দেয়া হয়েছে বলেও দলীয় সূত্র নিশ্চিত করেছে । এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন , এটাকে আমাদের রুটিন ওয়ার্ক হিসেবেই ধরতে পারেন । তবে সামনের আন্দোলন সংগ্রাম চাঙ্গা করতেই দলের পক্ষ থেকে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে । আন্দোলন সংগ্রামে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ও জনগণকে সম্পৃক্ত করতেই চেয়ারপারসনের নির্দেশে এসব টিম গঠন করা হয়েছে । বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন , তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আন্দোলনে আরো সক্রিয় করা ও সাংগঠনিক ভিত মজবুত করতে ম্যাডামের ( খালেদা জিয়া ) নির্দেশে এসব টিম গঠন করা হয়েছে । আমরা জেলা নেতাদের সঙ্গে প্রাথমিক সভা ঢাকাতেই সেরেছি । বাকি কাজগুলো অবশ্যই আমরা সফরে সারবো । অন্য টিমের দলনেতারাও তাদের সহযোগীদের নিয়ে একই প্রক্রিয়ায় কাজ সমাধা করছেন বলেও জানান তিনি । নোমান আরো জানান , তাকে লক্ষ্মীপুর , নোয়াখালী ও ফেনী জেলার সাংগঠনিক টিমের দলনেতার দায়িত্ব দেয়া হয়েছে । তার টিমে আরো আছেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু , মোহাম্মদ শাহজাহান , ব্যারিস্টার মাহবুবু উদ্দিন খোকন এমপি , জয়নুল আবদিন ফারুক এমপি , আবুল খায়ের ভূঁঁইয়া এমপি , মেজর ( অব . ) ডা . রেজাউল হক , জয়নাল আবেদীন এমপি ও রেহেনা আক্তার রানু এমপি । ঢাকা ও মুন্সিগঞ্জ জেলার সাংগঠনিক টিমের দলনেতার দায়িত্ব দেয়া হয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানকে । এ টিমের অন্য সদস্যরা হলেন , চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ খান মুন্নু , আব্দুল মান্নান , বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু , মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান সিনহা , বিএনপি নেতা আব্দুল হাই , ব্যারিস্টার জিয়াউর রহমান ও এমএ মালেক । গাজীপুর , নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক টিমের দলনেতা করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য ড . আব্দুল মঈন খানকে । তার টিমের অন্য সদস্যরা হলেন - যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান , শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন , মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা , বিএনপি নেতা কাজী আসাদ্দুজ্জামান ও এডভোকেট তৈমুর আলম খন্দকার । নেত্রকোণা , টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার সাংগঠনিক টিমের দলনেতা করা হয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে । এ টিমের অন্য সদস্যরা হলেন , ড . এম ওসমান ফারুক , চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জে . ( অব . ) মাহমুদুল হাসান , এডভোকেট আহমেদ আজম খান , বিএনপি নেতা লুৎফর রহমান খান আজাদ ও ফজলুর রহমান । জামালপুর , শেরপুর ও ময়মনসিংহ জেলার সাংগঠনিক টিমের দলনেতা করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য ড . খন্দকার মোশাররফ হোসেনকে । এ টিমের অন্যরা হলেন , চেয়ারপারসনের উপদেষ্টা ডা . এ জেড এম জাহিদ হোসেন , বিএনপি নেতা ব্যারিস্টার হায়দার আলী , এম এ কাইউম আলী , এ কে এম মোশাররফ হোসেন , আফজাল এইচ খান , এমরান সালেহ প্রিন্স ও নিলুফার চৌধুরী মনি এমপি । নাটোর , নওগাঁ , রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংগঠনিক টিমের দলনেতা করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে । এ টিমের অন্য সদস্যরা হলেন , সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু , বিএনপি নেতা হারুন অর রশিদ , নাদিম মোস্তফা , লে . কর্নেল ( অব . ) এমএ লতিফ খান , শামসুজ্জোহা খান , রুহুল কুদ্দুস তালুকদার দুলু , ও এডভোকেট সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া এমপি । বগুড়া , জয়পুরহাট , সিরাজগঞ্জ , পাবনা জেলার সাংগঠনিক টিমের দলনেতা হলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু । এ টিমে আরো আছেন , আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি , মোজহার আলী প্রধান এমপি , হাফিজুর রহমান এমপি , প্রকৌশলী গোলাম মোস্তফা এমপি , প্রকৌশলী জেড আই এম মোস্তফা আলী মুকুল এমপি ও রুমানা মাহমুদ এমপি । গাইবান্ধা , রংপুর , কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সাংগঠনিক টিমের দল নেতা হলেন স্থায়ী কমিটির সদস্য লে . জে . ( অব . ) মাহবুবুর রহমান । টিমের অন্য ২ সদস্য আসাদুল হাবিব দুল ও হাবিবুর রহমান হাবিব । রাজবাড়ী , ফরিদপুর , মাদারীপুর , শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার সাংগঠনিক টিমের দলনেতা স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় । এ টিমে তার সতীর্থরা হলেন - ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউছুফ , বিএনপি নেতা মো . জাফরুল হাসান , ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম ও শাহজাদা মিয়া । কক্সবাজার , রাঙ্গামাটি , বান্দরবান ও খাগড়াছড়ি জেলার সংগঠনিক টিমের দলনেতা চেয়ারপারসনের উপদেষ্টা এম মোর্শেদ খান । তার সফরসঙ্গীরা হলেন , যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ , সৈয়দ ওয়াহিদুল আলম , মা ম্যা চিং , লায়ন আসলাম চৌধুরী এফসিএ , নুরী আরা সাফা , অ্যাডভোকেট দিপেন দেওয়ান , হাসিনা আহমেদ এমপি , শাজাহান চৌধুরী ও লুৎফর রহমান কাজল এমপি । কুমিল্লা , ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার সাংগঠনিক টিমের দলনেতা স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার । এ টিমে তার সঙ্গে আছেন বেগম রাবেয়া চৌধুরী , এডভোকেট হারুন আল রশিদ , উকিল আব্দুস সাত্তার , আসাদুজ্জামান রিপন , জাকারিয়া তাহের সুমন , মনিরুল হক চৌধুরী , লায়ন হারুনুর রশীদ এমপি , একরামুজ্জামান , আমিনুর রশিদ ইয়াসিন ও রাশেদা বেগম হীরা । চট্টগ্রাম জেলার সাংগঠনিক টিমের দলনেতা স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল ( অব . ) আসম হান্নান শাহ । এ টিমে তার সঙ্গে আছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী , মীর মোঃ নাসির উদ্দিন , গোলাম আকবর খন্দকার , গিয়াসউদ্দীন কাদের চৌধুরী , রোজী কবির , লায়ন আসলাম চৌধুরী , এ এম নাজিম উদ্দিন , জাফরুল ইসলাম চৌধুরী এমপি ও ডা . শাহাদত হোসেন । কুষ্টিয়া , চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সাংগঠনিক টিমের দলনেতা ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন । তার সঙ্গে আছেন শামসুজ্জামান দুদু , শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি , সৈয়দ মেহেদী আহমেদ রুমি , অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও মো . আমজাদ হোসেন এমপি । খুলনা , বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সাংগঠনিক টিমের দলনেতা স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম । তার সঙ্গে আছেন বেগম রাজিয়া ফয়েজ , নুরুল ইসলাম দাদু ভাই , অধ্যাপক মাজেদুল ইসলাম , শরীফ শাহ কামাল তাজ ও হাবিবুল ইসলাম হাবিব । ঝিনাইদহ , যশোর , মাগুরা ও নড়াইল জেলার সাংগঠনিক টিমের দলনেতা ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা । তার সঙ্গে আছেন শওকত মাহমুদ , খন্দকার শহীদুল আলম , মশিউর রহমান , কবির মুরাদ , এডভোকেট নিতাই রায় চৌধুরী ও জয়ন্ত কুমার কুন্ডু । হবিগঞ্জ , মৌলভীবাজার , সিলেট ও সুনামগঞ্জ জেলার সাংগঠনিক টিমের দলনেতা মেজর ( অব . ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম । তার সঙ্গে আছেন শমসের মবিন চৌধুরী , ইনাম আহমেদ চৌধুরী , এম ইলিয়াস আলী , খালেদা রব্বানী ও ডা . শাখাওয়াত হোসেন জীবন । পটুয়াখালী , বরগুনা ও ভোলা জেলার সাংগঠনিক টিমের দলনেতা চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট খন্দকার মাহবুব হোসেন । তার সঙ্গে থাকছেন নাজিম উদ্দন আলম , এডভোকেট নজরুল ইসলাম রাজন ও এ বি এম মোশাররফ হোসেন । বরিশাল , ঝালকাঠি ও পিরোজপুর জেলার সাংগঠনিক টিমের দলনেতা এয়ার ভাইস মার্শাল ( অব . ) আলতাফ হোসেন চৌধুরী । তার সঙ্গী হলেন , ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম , এডভোকেট মজিবুর রহমান সারোয়ার এমপি , আহসান হাবিব কামাল ও কর্নেল ( অব . ) মোঃ শাহজাহান মিলন ।
যথারীতি হাইরা গেলেন জনাব বিচিলেস আবাল যুধিষ্ঠির । এখন দ্রৌপদী হইয়া গেলো দুর্যোধনের । দুর্যোধন আছিলো রসময় গুপ্তের ভায়রা ভাই । সে ভাবলো আমি এই চান্স ছাড়ুম কেন ? তার ভাই দুঃশাসনরে তখন সে কইলো দ্রৌপদীর শাড়ি খুলতে । দুঃশাসন গিয়া দ্রৌপদীর শাড়ি ধইরা মারলো টান । কুপা ছামচু !
amardesh 1 sep 2010 ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় প্রায় ১১ বছর আগে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় শ্লীলতাহানির শিকার শাওন আক্তার বাঁধনের করা মামলার তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন ঢাকার একটি আদালত । ২০০০ সালের ওই ঘটনার ১০ বছর আট মাস পর গতকাল দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মেহেদী হাসান তালুকদার রায় ঘোষণা করেন । খালাসপ্রাপ্তরা হলো ফজলুল হক রাসেল , খান মেজবাউল আলম টুটুল ও চন্দন কুমার ঘোষ ওরফে প্রকাশ । রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন । রায়ে বিচারক বলেন , অভিযোগ সন্দেহাতীত প্রমাণ করতে না পারায় আসামিদের খালাস দেয়া হলো । মামলার এজাহারে বলা হয় , ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর রাতে বাঁধন তার বান্ধবী শীলা রহমান , শীলার স্বামী জিল্লুর রহমান ও তার বন্ধু জাহাঙ্গীর একটি ব্যক্তিগত গাড়িতে টিএসসি এলাকায় ইংরেজি নববর্ষ উদযাপন করতে আসেন । এ সময় খালাস পাওয়া তিনজনসহ আরও ১০ - ১২ জন তাদের গাড়ি থামিয়ে বাঁধনকে নিয়ে টানাটানি শুরু করে । হামলাকারীরা বাঁধনের শ্লীলতাহানিও করে । তখন ওই ঘটনাটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে সারাদেশে ব্যাপক সমালোচনা হয় । বিষয়টি নিয়ে তখন সংসদেও আলোচনা হয় । এ ঘটনায় ২০০০ সালের ৬ জানুয়ারি বাঁধন বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেন । ২০০০ সালের ১৪ মে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউল করিম তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন । মোট ২৪ জন সাক্ষীর মধ্যে ১৫ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন । আসামিপক্ষের আইনজীবী শাহাদাত হোসেন জানান , ১৫ জন আদালতে সাক্ষ্য দিলেও বাঁধন নিজেই সাক্ষ্য দেননি ।
কে কে আছেন সবাই আমাদের সাথে আওয়াজ তুলেন , আমাদের দাবী মানতে হবে কোডার ভাই শাদী করেতই হবে ।
' তবে যে বল , তুমি লিখতে পার না ! ' হঠাৎ অমলের কণ্ঠ শুনিয়া চারু অত্যন্ত চমকিয়া উঠিল ; তাড়াতাড়ি খাতা লুকাইয়া ফেলিল ; কহিল , ' তোমার ভারি অন্যায় । '
পথসভায় উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাইরুল ইসলাম । প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরমেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন । বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আ . লীগের ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত মাস্টার , বীর মুক্তিযোদ্ধা আলমডাঙ্গার সাবেক পৌরমেয়র এম সবেদ আলী , কার্যকরী সাংগঠনিক সম্পাদক কাজী অরুন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহ্বাহক বাবু লাল , সালাউদ্দিন , নাসিরসহ আরও অনেকে । অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা . জাহান আলী ।
১৫০০ সালর অহানদে আধুনিক ইংরেজি ঠারর লিঙ্খাত অইল । শেক্সপিয়ারর ইকরাসহ আধুনিক ইংরেজি সাহিত্যর হাবি আধুনিক ইংরেজি ঠারলো ইকরা ।
মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে সাঈদীকে কঠোর নিরাপত্তার মধ্যে পুলিশের প্রিজন ভ্যানে করে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাাইব্যুনালে আনা হয় । প্রথমে তাকে হাজতখানায় রাখা হয় ।
মেলার দ্বিতীয় দিনে কয়েকটি আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের দুই বিজ্ঞানী ড . রহিমা আখতার ও ড . নার্গিস আক্তার । ড . নার্গিস আক্তার জানান , আমাদের দেহের ক্যালরির অর্ধেকটাই আসে ধান থেকে । জাতীয় আয়ের পাঁচ ভাগ আসে ধান থেকে । তাই স্থানীয় জাতের বীজ সংরক্ষণ করতে হবে । কিন্তু এর জন্য কৃষকদেরকে বিদেশী জাতের বীজের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে দিতে হবে । এর জন্য তাদেরকে স্থানীয় জাতের বীজের ধান চাষে আস্তে আস্তে উৎসাহী করে তুরতে হবে । এটা হতে পারে এভাবে যেমন : প্রত্যেক কৃষক উফশী ধান চাষ করবে , কিন্তু পুরা চাষের জমির দশভাগ স্থানীয় জাতের ধান চাষ করবে । এবং এটা ক্রমান্বয়ে বাড়াবে । এভাবে স্থানীয় জাতের ধান চাষের প্রতি কৃষকদের উৎসাহিত করা যেতে পারে । তিনি থাইল্যান্ডের উদাহরণ দিয়ে বলেন , ধান উৎপাদন করেই থাইল্যান্ডের কৃষকরা অর্থনৈতিকভাবে এখন স্বয়ংসম্পূর্ণ ।
Download XML • Download text