bpy-4
bpy-4
View options
Tags:
Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.
২০১০ সালের ২৭ জুন বিশেষ আদালত - ৫ - এ শুরু হয় এ ব্যাটালিয়নের বিচারকাজ । গত বছরের ২০ জুন এ মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হয় । এর পর অভিযোগ গঠন করা হয় ২৬ জুন । গত ৪ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে এ বছরের ১৬ মার্চ তা শেষ হয় ।
আকাশটা উড়ে যাবে পুড়ে যাবে নদী ও পানি উড়ে যাবে গ্রহ তারা উড়ে যাবে পৃথিবীখানি জানি জানি গো জানি তোমার হুকুম হলে হবে সুনামী ।
আমাদের দেশ প্রিয় বাংলাদেশ । এই দেশের উর্বর মাটিতে জন্মানো গাছ আমাদের নানান মৌসুমে নানান ফলমূল দেয় । ফলমূলের সবচেয়ে ভালো মৌসুম হলো গরমকাল । এই গরমকালের গরমের মাসকে তাই আমরা মধুমাস বলেই চিনি । আমার সবঋতুই পছন্দ । তবে সেই গরমকালটা তার আলাদা রকমের বৈচিত্র্যময়তা ও ফলমূলের জন্য আলাদা রকম পছন্দ । বাংলাদেশের প্রত্যেক ঋতুই যেন আলাদাভাবে প্রত্যেক ঋতুতে সাজে । গ্রীষ্মকালেও আলাদারূপে রূপবতী হয় । এই মধুমাসে আম , জাম , কাঁঠাল ইত্যাদি ফলও আমার খুব পছন্দ । মধুমাসে প্রকৃতির চারদিক যেন এবং অপূর্ব বার্তা নিয়ে আসে । কৃষকের মুখে তপ্তরোদে কাজ করার পরও যে হাসি তা যেন অম্লান হাসি । চারদিক যেন মধুময় ফলের ঘ্রাণে আচ্ছন্ন হয়ে আছে । গাছের ছায়া যেন গরমকালে অমূল্য এক রত্ন । রোদের আলোয় গাছের পাতার নড়াচড়া যেন এক অপরূপ খেলা । এই সময় আমরা কয়েকজন বন্ধুরা মিলে গাছের আম পাড়তাম । কাঁচা আম লবণ - মরিচ দিয়ে খেতাম । সেই স্মৃতি যেন আজও অমলিন । স্মৃতির পাতায় পাতায় যেন গেঁথে আছে মধুমাসের অপরূপ বৈচিত্র্য । সত্যিই এই রূপ যেন সৃষ্টিকর্তার এক অপূর্ব সৃষ্টি । যা আমাদের শুধু আনন্দই দেয় না আমাদের করে মুগ্ধ ও গর্বিত ।
ত্রিপুরায় ধর্মঘট থাকার কারণে আটকে পড়া টেইলরগুলো সোমবার রাতে ভারতে প্রবেশ করবে ।
ঢাকা , ২৭ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) আবদুল্লাহপুর - বাইপাইল মহাসড়কে সাভারের আশুলিয়ায় লেগুনা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ গার্মেন্টস শ্রমিক নিহত ও ১০ জন আহত হয়েছে । আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । আজ সোমবার দুপুরে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে । পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে , আশুলিয়ায় আজ সোমবার দুপুরে আবদুল্লাহপুর - বাইপাইল মহাসড়কের নরসিংহপুর এলাকায় ম্যাডলার গার্মেন্টস সংলগ্ন লেগুনা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন এবং হাসপাতালে নেয়ার পথে আরও ২ জন নিহত হয় । এতে আহত হয়েছে আরও ১০ জন । আহতদেরকে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে । নিহতরা হলেন - নিখিল চন্দ্র ( ৪৫ ) , রাণী আক্তার ( ৩৪ ) , মাহমুদা বেগম ( ৩০ ) ও জরিফা বেগম ( ২৫ ) । নিহতরা সবাই আবদুল্লাহপুর বাস স্ট্যান্ড থেকে লেগুনায় চড়ে নবীনগর এলাকায় যাচ্ছিল বলে জানা গেছে । আশুলিয়া থানার উপ - পরির্দশক ( এসআই ) আইয়ুব খান শীর্ষ নিউজ ডটকমকে জানান , দুপুর তিনটার দিকে আবদুল্লাহপুর থেকে ছেড়ে আসা লেগুনা নরসিংহপুর ম্যাডলার গামেন্টসের কাছাকাছি পৌঁছলে বাইপাইল থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে । এতে ঘটনাস্থলেই ২ জন মারা যায় । পরে হাসপাতালে নেয়ার পথে আরও ২ জন মারা যায় । নিহতদের মধ্যে তিন জন মহিলা ও এক জন পুরুষ । তবে নিহতদের নাম পাওয়া গেলেও ঠিকানা পাওয়া যায়নি । তিনি আরও জানান , নিহতদের লাশ আশুলিয়া থানায় আনা হয়েছে । এদিকে ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পলাতক । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এস / ১৮ . ৪০ ঘ . )
লালমনিরহাট , ২১ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : ভারতে পাচারকালে লালমনিরহাট থেকে সিরাজুল ইসলাম ( ১১ ) নামে এক শিশুকে উদ্ধার করেছে বিজিবি সদস্যরা । গতকাল সোমবার রাতে জেলার মোগলহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা টহলরত অবস্থায় তাকে উদ্ধার করে । সে মৃত . আব্দুর রাজ্জাকের ছেলে । পুলিশ জানায় , সিরাজুর ইসলাম ঢাকার মতিঝিলের একটি বস্তিতে বসবাস করলেও সে কমলাপুর রেল স্টেশনে হকারের কাজ করত । একজন লোক তাকে ভালো কাজ ও ভালো খাবার দেয়ার কথা বলে মোগলহাট সীমান্ত দিয়ে ভারতের অন্ধ্র প্রদেশে পাচারের সময় বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাকে আটক করে । এ সময় পাচারকারী নিকটস্থ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় । শিশুটিকে সদর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এমআর / আরআর / ১৮ . ০৯ ঘ . )
বরগুনা , ১২ জুলাই : বরগুনার আমতলী উপজেলার কচুপাত্রার ডোন নদীতে বাঁধ দেয়ায় আমতলী ও কলাপাড়া উপজেলার ২৬টি গ্রামের লক্ষাধিক মানুষ সামুদ্রিক জলোচ্ছ্বাসের হাত থেকে মুক্তি পেয়েছে । ১৫ হাজার কৃষক পরিবার জমি চাষাবাদের প্রস্ত্ততি নিয়েছে । কিন্তু তাদের আশঙ্কা গত পাঁচ বছরে কৃষি জমিতে সমুদ্রের লবণ পানি ঢুকে লবণাক্ততা বেড়ে গেছে । এ বছর ফসল বুনলে লবণের প্রকোপে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা ।
কৌশিক বলেছেন : জ্বী ভাই , একদম সত্যি । বাস্তবে দুরের কথা , আপনার বদৌলতে ছবিতে এই প্রথম দেখলাম ।
জুনাইদ আল হাবীবী বলেন , [ sb ] শেখ হাসিনা কুরআন হাদীস সম্পর্কে কেমন অভিজ্ঞ এটা কারো অজানা নয় তিনি তার সরকারের বিগত আমলে বলেছিলেন , " লাকুম দিনুকুম ওয়া লি য়াদীন " এটা বুখারী শরীফে আছে ।
ভাইরে ভাষা মায়ের বুলি । কখনো বিশ্রী হয়না বরং রসালো ।
ফেয়ার লেডী হেয়ার ড্রেসিং বাড়ি # ৭ / এ ( এন ) , ১৪ ( পুরাতন ) , ধানমন্ডি আর / এ ঢাকা - ১২০৫ ফোন : ৯১১৪২২৮
ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া পরিমল জয়ধরকে ৭ জুলাই বাডডা থানা পুলিশ আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেয় । এই রিমান্ডের সময় কাল শেষ হওয়ার কথা ছিল । তবে পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে চাইলে চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয় ।
প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ভাই জেরমেইন জ্যাকসন গান গেয়েছেন অনুষ্ঠানে । এছাড়া হলিউডের দু ' বার অস্কার বিজয়ী অভিনেত্রী হিলারি সোয়াংকও ছিলেন এবারের ইন্ডিয়ান ফিল্ম একাডেমী অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ।
বগুড়া , ১২ জুলাই : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুরে ৬শ ' ৮০ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার বিকেলে ঘটনা ঘটে । দুপচাঁচিয়া থানা সূত্রে জানা যায় , উপজেলার মোড়গ্রাম এলাকার আব্দুল মজিদের পুত্র মোস্তাকিম আলতাফ দীর্ঘদিন যাবত ফেন্সিডিল বিক্রি করে আসছিল । সোমবার বিকেলে দুপচাঁচিয়া থানা . . . . বিস্তারিত »
বার্তা পাঠকদের জন্য দারুন একটা খবর ! বার্তা টিম চালৃ করলো সমস্যা ও সমাধান বিভাগ । এই বিভাগে আপনি আপনার কম্পিউটার রিলেটেড সকল প্রকার সমস্যা উপস্থাপন করতে পারবেন । এর সম্যাধানের জন্য রয়েছে আমাদের অভিজ্ঞ বার্তা টেকিরা । বার্তাটি শেয়ার করুনঃTweet
লোহা লোহার সাথে কাঠের সম্পর্ক দেখে তোর বুঝি বেশ লাগছে পাশচোখে
বটতলায় জমবে এবার অনেক বড় মেলা গরিবে খায় পান্তা নুন , এবার ঠেলা সামলা ! ! ! ! ! বৈশাখী মেলাতে অনেক অনেক ধুম শেষ হয়েছে বৃদ্দ যুবা , কিশোরের ঘুম ! ! !
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদের পক্ষ হতে গরু দ্বারা কুরবানী করেছেন । - সহীহ বুখারী ২ / ৮৩৪ ; ১ / ২৩১
প্রশ্ন ( ৭ / ৮৭ ) : রাসূল ( ছাঃ ) - এর যামানায় যব , খেজুর , পণির দ্বারা ফিৎরা দেয়া হ ' ত । তাঁরা যব দিয়েছেন । আমরা ধান দিচ্ছি । কারণ যবেরও খোসা আছে ধানেরও খোসা আছে । এক্ষণে চাউল দেওয়ার দলীল জানিয়ে বাধিত করবেন । - মুহাম্মাদ যাকারিয়া চাঁপাই নবাবগঞ্জ । উত্তর : খোসা সহ বা খোসা বিহীন সর্বাবস্থায় গমকে গম এবং যবকে যব বলা হয় এবং তা ছিল সে সময় আরবদের সরাসরি খাদ্যের অন্তর্ভুক্ত । আর সেজন্য তা দিয়ে ফিৎরা দেওয়া হ ' ত । পক্ষান্তরে খোসা বিহীন ধানকে চাউল বলা হয় , যা সরাসরি খাদ্য । সেকারণ চাউল দিয়েই ফিৎরা দিতে হয় । ধান দিয়ে নয় । কেননা ধান সরাসরি খাদ্য নয় । হাদীছে খাদ্য দিয়ে ফিৎরা দেওয়ার কথা এসেছে ( বুখারী হা / ১৫০৬ , ৮ , ১০ ; মুসলিম হা / ২২৮৩ - ৮৪ ; মিশকাত হা / ১৮১৬ ) ।
ভোট দিয়েছেন ৬ জন | পোস্টটি ৫ জনের ভাল লেগেছে | ১ জনের ভাল লাগেনি
তার বাবাকে হত্যার পরিকল্পনা নেয়া হয়েছে এমন খবর জানতে পেরে বাজারে যায় কামরুল ।
লেখক বলেছেন : চ্রম , সেইরকম হইছে . . এবার হাসতে হাসতে আমি শ্যাষ !
গতকাল শনিবার দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছে । ইত্তেফাক সংবাদদাতারা এ খবর জানান ।
এমনি চলে যাব বহুদূরে , দুর থেকে বহু দূরে , কখন দেখা হবেনা । আর দেখা কি হবেনা গুরুকে ? না না গুরু তুমি আজ থেকে প্রায় ১৫ বছর আগে আইয়ুব বাচ্চুর সুরে গেয়েছিলে এই গানটি । সালেকা মালেকা , আলাল দুলাল , বাংলাদেশ , কিছু চাওয়া , আসি আসি বলে , কত সব জনপ্রিয় গান গেয়ে মন ভরিয়েছ কটি মানুষের । তোমাকে গুরু আবার ও দেখা দিতে হবে । তুমি না বীর মুক্তিযোদ্ধা ? সরাসরি যুদ্ধ করেছো । তুমি এইভাবে হারাতে পারো না । দেখ স্কোয়ার হসপিটাল এ বাচ্চু , নকিব খান , পার্থ , হাদি , আগুন , বগি , টিপু ভাইরা কাঁদছে । সাধারন মানুষ কাঁদে । ভক্তরা কাঁদে । গুরু ফিরে এসো । গুরু মনে পড়ে প্রায় ৪ বছর আগে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল কমলাপুর এর রাস্তায় খুব ভোরে প্রাত ভ্রমনে । তোমার হাতে একটা ফুটবল । তোমাকে দেখে পাশের বস্তি থেকে ছোট ছোট ছেলেরা দৌড়ে এলো । তাদের সাথে ফুটবল খেলতে শুরু করে দিলে । কি সাধারন মানুষ তুমি ! কোন অহংকার এর লেশ ও নাই । এত বড় একজন মানুষ । তামাম বাংলার শিল্পীরা যাকে গুরু মানে সেই গুরু এত সাধারন ! অনেক কথা হয়েছিল গুরু তোমার সাথে । আমি গুরু তোমাকে এত কাছে পেয়ে আবেগ ধরে রাখতে পারলাম না । বললাম , গুরু এক কাপ চা খাওয়া যাবে আমার সাথে ? গুরু তুমি হেসে বললে , কেন নয় । পাশের খুব ছোট একটি দোকান । বস্তির এক মহিলার দোকান । সাজ সজ্জা নাই । ফুটপাথের দোকান । কাঠের ছোট টুলে বসে চা খাওয়া শুরু করে দিলাম । আমি জানতাম না তোমার বাসা কমলাপুরে । চা খেতে খেতে বললে অনেক কথা । পাশের বস্তির ছেলেগুলো কিছুক্ষণ আগে যারা তোমার সাথে ফুটবল খেলল তাদের তুমি খাওয়ালে বন রুটি । চা খাওয়া শেষ । আমি দোকানিকে বিলটা দেব । গুরু ইশারা করে মহিলাকে কি যেন বলল । আমার কাছ থেকে টাকা নিতে চাইল না । একি মানুষ ! আমি চা খাওয়ার অফার করলাম আর বিল দিবে গুরু । অনেক জোরাজোরি করলাম । কিন্তু কিছুতেই কিছু করতে পারলাম না । গুরু চা এর দাম দিয়ে দিল । সেদিন এর এক কাপ চা এর দাম ছিল ৩ টাকা । কিন্তু এটি আমার কাছে মনে হল কয়েক কোটি টাকা । অমৃত সুধা । গুরু বলল , পাশে আমার বাসা । যাবে ? না গুরু ; আমি সেদিন যেতে পারিনি । তুমি চলে গেলে । আর আমি চাতক পাখির মত তোমার পথ পানে চেয়ে চেয়ে দেখছি , । কি সাধারন , কত সাধারন মানুষ তুমি । গুরু ৩ টাকার সেই চার ঋণ আমি কি করে শোধ করব ? গুরু তুমি ফিরে আস । ৩ টাকার ঋণ শোধ করব না । করতে চাই ও না । সামান্য একজন ভক্তর উপর তোমার যেই ভালবাসা তার একটু হলেও প্রতিদান দিতে চাই । ফিরে এসো গুরু , ফিরে এসো … … … … … … … … … … … … … … … ! ফিরে এসো …
শরীয়তপুর , আসাদুজ্জামান জুয়েল , বাংলাদেশনিউজ২৪x৭ . কম শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নে ৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়িয়া থানা পুলিশ । নড়িয়া থানা সূত্রে জানা যায় , মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানার এসআই মোস্তফা কামাল ও এসআই জাকারিয়া অভিযান চালিয়ে ঘড়িষার ইউনিয়নের বাড়িপাড়া গ্রামের দেলোয়ার দেওয়ান , মান্নান মিস্ত্রী ও তার স্ত্রী জরিনা বেগমকে গ্রেফতার করেন । এসময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় । গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ এ এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে থানা সূত্রে জানা যায় । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / প্রতিনিধি / এমএসএ / এসএ .
॥ মোবায়েদুর রহমান ॥ এতদিন পর্যন্ত প্রশ্ন ছিল যে দেশ কোন সংবিধানের অধীনে চলছে ? কারণ ধারণা ছিল যে দেশ সংবিধানশূন্য হয়ে পড়েছে । কিন্তু যতই দিন যাচ্ছে ততই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে । এখন দেখা যাচ্ছে যে , সুপ্রিমকোর্টের রায়ের দোহাই পেড়ে এবং সংবিধানের কোনো কোনো ধারাকে বর্ম হিসেবে ব্যবহার করে সংবিধানের অতীব গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদকে বাদ দেয়া হয়েছে । এই ধারাটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে জড়িত । এই ধারাটি সংবিধান থেকে বাতিল করার পেছনে রয়েছে একটি গভীর দুরভিসন্ধি । সেটি হল , গত বছরের . . . . বিস্তারিত
সহচর বলেছেন : আসেন ভাই , বুকে আসেন । আ্পনেরেই পাইলাম যে কিনা আমার কষ্ট টা বুঝল ! ! ! ! অন্যরা সবাই তামসা করে ।
আসসালামুআলাইকুম , ভাই অনেক আগ্রহ নিয়ে বসেছিলাম আপনাদের জবাবের আশায় । প্রথমত ভাবছিলাম উত্তর টা মনে হয় পাব না । আলহামদুলিল্লহ্ , অবশেষে উত্তর টা পেলাম । সত্যি আমি অনেক আনন্দিত , কারন ( ১ ) এই বিষয় টা আমার জানা ছিল না , এখন জানা হল । ( ২ ) আমি আমার ইন্ডিয়ান সহকর্মি কে খুব ভালোভাবে জবাব টা দিতে পারবো । আপনাদের এত সুন্দর জবাবের জন্য অনেক অনেক ধন্যবাদ । আল্লাহ্ আমাদের সবাইকে সঠিক দ্বীন বোজার তওফিক দান করুক । নাসির উদ্দিন জুবাইল K . S . A
তিনি বলেন , ইসলামী আন্দোলন ছাড়া অন্য ১১টি ইসলামী দলের ডাকা ৩০ ঘন্টা হরতালে তাদের নৈতিক সমর্থন রয়েছে ।
আমার একটা বাজে স্বভাব ছিল । ( এখনও অল্প অল্প আছে ! ) মুদ্রাদোষও বলা যায় । কোন কারণে বিরক্ত হলে " Shit " বলি । তবে বেশি বেশি ইংরেজি ছবি দেখে " shit " এর জায়গায় " F * * k " বলে ফেলি ! তবে ২য় টা সাধারনত বলি যখন বন্ধুদের সাথে থাকি তখন । বন্ধু মহলের বাইরে F * * k কখনই বলি নি । ( মান সম্মান . . .
র্যাব জানায় , তাদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায় । এ ব্যাপারে সরাইল থানায় মামলার প্রস্ত্ততি চলছে ।
মোশারফ হোসেন বলেছেন : অজিত বলেছেন : এই ব্লগটা চট্টগ্রামের ব্লগারদের দখলে । ঢাকার কি কেউ নাই ? ? ? আমি আবার ঢাকাইয়া । ভয় নেই ভাই আপনার পাশে আছি । মানে পাশের জেলায় । @ রুমান ডাক নামের ক্ষেত্রে সংক্ষেপ করা জায়েজ আছে । তাই আপনাকে আজ থেকে চাটিকিয়াং রুমান না বলে চ্যাটিং রুমান ডাকা হবে ।
কলেজ অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলী জানান , ছাত্রলীগ নেতাদের ছুরিকাহত করার ঘটনার পরই জরুরি সভা করে ক্যাম্পাস পরিস্থিতি শান্ত রাখতে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে ।
আমাদের সাথে আছে 119 অতিথি এবং 1 সদস্য অনলাইন
মিশরের অপরাধ আরো বেশী । তারা গাজার সাথে সীমান্ত এবং ট্যানেল করে দিয়ে গাজার লোকজনকে না খাইয়ে মারার ক্ষেত্রে বেশী ভূমিকা রাখছে । এ যুগের ফেরাউন হোসনী মোবারকের পতন না হওয়া পর্যন্ত কোন আশা নাই ।
মিঠাছড়া বাজারের এক ব্যবসায়ী সূত্র জানান , ভালো ড্রেনেজ ব্যবস্থা ও নোংরা আবর্জনা ফেলার নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় বাজারে বর্তমানে এ বেহাল অবস্থা বিরাজ করছে । ড্রেনেজের ওপর রাজনৈতিক প্রভাব খাটিয়ে দোকান নির্মাণ করেছেন স্থানীয় ব্যবসায়ী ইলিয়াছ । জানা গেছে , এ বছর বাজারের ইজারা হয়েছিল ৬০ লাখ টাকা । সেখানে ৫ শতাংশ রাখা হয়েছে বাজারের নোংরা আবর্জনা পরিষ্কার করার জন্য । অথচ ন্যূনতম সে টাকাও যথাযথভাবে ওই খাতে ব্যবহার না করে প্রভাবশালীরা ভাগভাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে ।
ইকারাস তো দলের লোক তার আছে শকুন চোখ দেখলে পরে অসঙ্গগতি তখন তাহার জ্বলে বাতি ( চোখ পাখি কানা )
সুলতানা লিখেছেন : ইলিয়াস ভাই আমারটা এখন দিবেন না । কারণ আমার সাইট এর চেন্জ করতে হবে । এখন এই সাইট এ কেউ ঢুকতে পারে না । ধন্যবাদ আপনাকে ।
পাগলা বাবুর কীর্তি দেখে বিস্মিত হলাম । মানুষের মুখোশের আড়ালে যে কত হিংস্র হায়েনা লুকিয়ে থাকে সত্যিই সে এক বিস্ময় ।
চট্টগ্রাম , ২৩ জুন : চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার নাসিরাবাদ শিল্প এলাকায় একটি ফোম তৈরির একটি কারখানা আগুনে পুড়ে গেছে । বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেন ।
সাঈদীর পক্ষের আইনজীবী তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন , " সাঈদীর বিরুদ্ধে প্রসিকিউশনের তরফ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য করা হয়েছিলো । সাঈদীর গ্রেপ্তারি পরোয়ানা জারির কারণ সম্পর্কে প্রসিকিউশনের আবেদনে যথাযথ কারণ উল্লেখ না থাকায় এ বিষয়টি বুধবার আবার আদালত আবার শুনবেন বলে জানিয়েছেন । "
ছোট ছেলে বলেছেন : চেগুয়েভারা ঐ তোরে না একদিন কইছি এইহানে আর লিখবিনা । তুই তো আসলেই কোন জাতের বুজবার পারতাচিনা । কারন মুসলমান জাত কখনো তোর মত এত নিকৃষ্ট হতে পারেনা । আর হিন্দুরা ও তোর থেইক্কা বহুত ভালা আছে । কারন তারা ও তোর এত অভদ্র হয়না । তোর মন্তব্য : আর কাঠমোল্লা পোন্দাই । আমি তো নাস্তিক আমারে দিয়া আল্লাহ নবির নাম কইলে পাপ হবে আপনাদের । এ গুলো কি কোন মানুষের ভাষা হইতে পারে । তোরে একবারই কইচি । তোর লেহা থেইকা গন্ধ কয় । যদি মানুষ হছ তাইলে আর আসনা । আর মানুষ ভিন্ন অন্য নিকৃষ্ট কোন প্রানী হইলে আসতে তোর লজ্জা হইবেনা ।
আখাউড়া , ১২ জুলাই : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় এক ব্যবসায়ী খুন হয়েছে । নিহতের পরিবার জানায় , দক্ষিন আফ্রিকার জোহান্সবার্গ লোকাল এলাকায় আখাউড়া উপজেলার টনকী গ্রামের মোস্তফা ভূঁইয়া জুয়েল ( ৩৩ ) একটি স্টেশনারি দোকান চালাতো । সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় দোকানটিতে স্থানীয় সন্ত্রাসীরা সশস্ত্র হামলা করে । . . . . বিস্তারিত »
জাহাজী পোলা বলেছেন : সামু বউ না তয় আমার গালফেন গালফেন্রে তালাক মারা যায়
লেখক বলেছেন : আইজুদ্দিন এ্যাতো দিন পরে ! ! কেমন ছিলেন ?
লোকমুখে প্রচলিত আছে শিবনাথ সাহা প্রথমত তাঁর নিজের নামে স্কুলটি কটিয়াদীতেই করতে চেয়েছিলেন তখন সমাজের লোকজন শিবনাথ সাহার ব্যাক্তি নামে স্কুলটি করতে দেননি । পরবর্তীতে এই স্কুলটি তিনি সরারচরে নির্মাণ করেন যা বর্তমানে বাজিতপুর থানাধীন সরারচরে অবস্থিত । শিবনাথ সাহা ছিলেন ধর্ম পরায়ন মানুষ অনেকের মতে , এই কারনেই তিনি তার কোন ছবি বা প্রতিকৃতি রেখে যাননি ।
ঢাকা , ১২ জুলাই : বাংলাদেশ ছাত্রলীগের ২৭তম সম্মেলনে সারা দেশের কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি পদে বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক পদে সিদ্দিকী নাজমুল আলম নির্বাচিত হয়েছেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও ঘোষণা করা হয়েছে । . . . বিস্তারিত »
সরকার সেলিম বলেছেন : উড়া ধুরা আড্ডাবাজ বলেছেন : আগে কন আসলেন কফি খাইছেন নাকি ভাব নিলেন ?
বেশ কিছু বিষয়ে এই কিতাবটি ইবনে তাইমিয়া রাহ . - এর কিতাব থেকেও অগ্রগণ্য । দারুল ফাতহ আম্মান জর্ডান থেকে ইয়াদ আহমদ আলগাওজ - এর তাহকীক - সম্পাদনায় ভালো কাগজ ও দৃষ্টিনন্দন সজ্জায় প্রকাশিত হয়েছে । সম্পাদকের টীকা - টিপ্পনীগুলোও ভালো ও উপকারী ।
না না যারা যারা হাত তুলব তাড়া মশা মারব বাকিরা শান্তিতে আড্ডা দিব
এই শহরের জনসংখ্যার ১০ % হল ৬ বছর বা তার কম বয়সী ।
লাভ নেই । জিপি ইদানীং ফালতু হয়ে গেছে । ৫ গিগাবাইট ব্যবহারের পর স্পীড একেবারে কচ্ছপের মত হয়ে যায় ।
ইমরান আহমদ , গোলাপগঞ্জ : তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহাল , দ্রব্যমূল্যের উর্ধ্বগতি , গ্যাস - বিদ্যুৎ - পানি সংকট , শেয়ার বাজার কেলেঙ্কারী ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকে গতকাল রোববারের হরতাল গোলাপগঞ্জে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে ।
পোস্তগোলার রোলিং মিল মালিকরা জানান , এখানকার রাস্তাঘাট এতই খারাপ যে , গাড়ি আসতে পারে না । রাস্তায় বড় বড় গর্ত হয়ে আছে । পানি জমে থাকার কারণে গর্তগুলো দেখা যায় না । অনেক সময় রিকশাভ্যান উল্টে যায় । পথচারীদের চলাচলে মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ।
আমরা ওয়েবে নিয়মিত । যখনি কোন ভালো সাইট দেখি আমরা তার লিংক দিয়ে দেই ।
বরিশাল , ১১ জুলাই : বরিশাল পরিবার পরিকল্পনা অধিদফতর ' বিশ্ব জনসংখ্যা দিবস ' উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যমে দিনটি উদযাপন করে । সোমবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ শোভাযাত্রার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার আবু হেনা রহমাতুল মুনিম । শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে বিএম স্কুল রোডস্থ . . . . বিস্তারিত »
লিখেছেনঃ রাহাত রহমান তারিখঃ ০৭ / ০২ / ২০১০ · 39 টি মতামত
কথা : নাজিম মাহ্মুদ সুর : সাধন সরকার শান্তি না সংগ্রাম , সংগ্রাম , সংগ্রাম আমাদের সংগ্রাম চলবেই জাগ্রত জনতার প্রতিজ্ঞা খরধার লাখো লাখো চোখে শুধু জলবেই । । আপোষ না প্রতিশোধ , প্রতিশোধ , প্রতিশোধ রক্তের প্রতিশোধ রক্তেই জাগো ওঠো দুর্বার , ভাঙ্গো করো চুরমার লাথি মারো জালেমের তখতে , জালেমের হুজুমত টলবেই । । ধ্বংস না বিপ্লব , বিপ্লব , বিপ্লব মহাকাশ পাক খায় ঘুরছে মজুরের কিষাণের ইতিহাস জীবনের খুনে লাল পতাকায় উঠছে রোদ রাঙা বিপ্লব ফলবেই । ।
ঢাকা , জুন ০৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - সম্প্রতি বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকার ভারপাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দুটি মামলায় চারদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন দুটি আদালত । সোমবার দুটি আদালতে পুলিশের পৃথক আবেদনের ওপর শুনানি শেষে পৃথকভাবে এ রিমাণ্ড মঞ্জুর হয় । কোতয়ালি থানা পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় রোববার মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে এই থানার উপপরিদর্শক মোখলেসুর রহমান সাতদিনের রিমাণ্ডে নেওয়ার আবেদন জানান । সেই আবেদনের ওপর সোমবার আদালতে শুনানি হয় । শুনানি শেষে আদালতের বিচারক প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবিবুর রহমান ভুঁইয়া মাহমুদুর রহমানের একদিনের রিমাণ্ড মঞ্জুর করেন । অপর দিকে তেজগাঁও থানায় দায়ের করা অপর একটি মামলায় বুধবার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন নাকচ করে দিয়ে মাহমুদুর রহমানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আদালত । পরদিন তেজগাঁও থানার উপ - পরিদর্শক রেজাউল করিম ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন হেফাজতে নেওয়ার অনুমতি চেয়ে আবারও আবেদন করেন । এই আবেদনের ওপর সোমবার কয়েক দফায় শুনানি অনুষ্ঠিত হয় মহানগর হাকিম মেহেদি হাসান তালুকদারের এজলাসে । বিচারক এ শুনানিতে বিব্রত বোধ করে এজলাস থেকে নেমে যান । পরে ৩ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো . আলী হোসাইনের আদালতে এ আবেদনের ওপর শুনানি হয় । শুনানি শেষে আদালত তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম / পিবি / এমইউএস / কেএমএস / ১৮২০ ঘ http : / / bdnews24 . com / bangla / details . php ? id = 128365 & cid = 2
বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ অ্যাসোসিয়েশনের ষষ্ঠ বার্ষিক সভায় স্কোয়াড্রন লিডার ( অব . ) সামছুর রহমানকে সভাপতি ও এসএম খালেকুজ্জামান স্বপনকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ২৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে । কমিটির অন্য সদস্যরা হলেন_ মিসেস হামিদা বেগম , নুরুল ইসলাম , হাসান উল্লাহ খান রানা ও আনিসুজ্জামান পিন্টু ( সহসভাপতি ) , মিজানুর ইসলাম মুন্না , আয়শা জামান খুকী ( যুগ্ম সাধারণ সম্পাদক ) , রাশিদা আফজালুন নেসা ( কোষাধ্যক্ষ ) , জাহিদ মাহমুদ ( সাংগঠনিক সম্পাদক ) , কামরুল ইসলাম কিরণ , মকবুল হোসেন , নাসির উল্লাহ লাবলু , মৌসুম আলী , জাহাঙ্গীর হোসেন , সেলিম মিয়া বাবু , মিউরেল গোমেজ , লাজুল নাহার করিম কস্তুরী , পারভীন নাছিমা নাহার পুতুল , সালাউদ্দিন আহাম্মেদ , মোস্তাফিজুর রহমান ( যশোর ) , আবদুস সোহেল ( রাজশাহী ) , আমিনুর রহমান ফরিদ ( ফরিদপুর ) , মোঃ সিফাত উল্লাহ ( জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ) , উত্তম সেনগুপ্ত ( চট্টগ্রাম ) । সংবাদ বিজ্ঞপ্তি ।
চাটিকিয়াং রুমান বলেছেন : শিল্পী সায়ান সবসময় জীবনমুখী গান করে থাকেন । যার কারণে উনার গান গুলো শুনতে ভালো লাগে ।
গরুরা টাকার রং সাদা কালো - দেখে , কারণ গরু হলো কালার ব্লাইন্ড । টাকা টাকাই । যে দেশে ৯৮ % … … , সেখানে এ সব বলা রাজনৈতিক ভণ্ডামী ছাড়া আর কি । শেয়ার বাজার থেকে চুরি / ফটকামী করে টাকা নিয়েছেন - এখন ফেরৎ দেন কাহিনী শেষ । ।
এরকম কেউ না কেউ তো প্রাণটা উৎসর্গ করছে রাজনীতির জন্য । কজন নুর হোসেনকে চিনি আমরা ।
আমাদরে এখানে আসলে এই কথা যে কই দৌড়াইতো স্বয়ং প্রভুও তা বলতে পারতো না ।
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অঞ্জন কুমার দাসকে অপহরনের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে একটি অপহরন মামলা দায়ের হয়েছে । অপহৃতের ছেলে সুপ্রিয় কুমার দাস বাদী হয়ে মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন । এামলায় বলা হয়েছে , শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অঞ্জন কুমার দাস মঙ্গলবার দুপুরে বাসযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জ ফিরছিলেন । দুপুর ১টার দিকে বাসটি চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা ব্রীজের টোলঘরের কাছে পৌছিলে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্রের মুখে অঞ্জন কুমার দাস ( ৫২ ) কে বাস থেকে নামিয়ে অপহরণ করে । অভিযোগে বলা হয় শিবগঞ্জ উপজেলার চকদৌলতপুর গ্রামের আনেসুর রহমানের ছেলে হাসেনুর রহমানের সাথে অঞ্জন কুমার দাসের একটি আম বাগান নিয়ে বিরোধের জের ধরে তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা অঞ্জন কুমার দাসকে অপহরণ করেছে । এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি খোন্দকার গোলাম মোর্ত্তুজা জানান , অপহৃতকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারের জন্য পুলিশী অভিযান শুরু হয়েছে ।
ফুলবাড়ী ( দিনাজপুর ) : দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামের মৃত কান্টির ছেলে আবদুল জলিল ( ৬০ ) মারা গেছেন । প্রত্যক্ষদর্শীরা জানান , ফুলবাড়ী - দিনাজপুর মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি নামক স্থানে ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবদুল জলিল নামের ওই বৃদ্ধ ভিক্ষুক মারা যান । এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখলে সড়কের উভয় পার্শ্বে অর্ধশত যানবাহন আটকা পড়ে । পরে থানার ওসি শওকত আলীর নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে সড়ক অবরোধ তুলে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় ।
মাগুরা , ৯ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : মাগুরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম মওলা ও পৌর আওয়ামী লীগ নেতা আমির হোসেন খানের বাড়িতে ডাকাতি হয়েছে । শুক্রবার গভীর রাতে এ . . . . বিস্তারিত পড়ুন »
এদিকে ভোর পৌনে ছয়টায় যাত্রাবাড়ী থানার কুতুবখালী মাদ্রাসার সামনে হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া করে । এসময় হরতাল সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট - পাটকেল নিক্ষেপ করে । সেখান থেকে পুলিশ চার জনকে আটক করেছে । যাত্রাবাড়ীর সানারপাড় মোড় থেকে সকাল সাতটায় হরতাল সমর্থনকারী সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ ।
আহসান রাশেদ ব্লগে যোগদান করেছেন : রবিবার , ২ জানুয়ারি ২০১১
বৃষ্টি - বালক বলেছেন : আপনে মেরা দিল তোর দিয়া ! ! এই ভুলটা আমি করছি অবশ্য ওরটা আমিও লগে লগে নিয়া নিসি তাই আমার লগে পল্টি লইতে পারেনা
বান্দরবান , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : পার্বত্য জেলা বান্দরবানের লামা - আলীকদম সড়কের লাইনঝিড়ি এলাকায় কাঠবাহী ট্রাকের চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে । সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে । এর প্রতিবাদে স্থানীয় লোকজন রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত লামা - আলীকদম সড়ক অবরোধ করে রাখে । পরে উপজেলা চেয়ারম্যান মো . ইসমাইলসহ গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে যেয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয় । লামা থানার ওসি মো . হোসেন জানান , রাতে একটি চোরাই কাঠবাহী ট্রাক ( ঢাকা - ল - ২৩৮ ) আবদুল হাকিম নামে ( ৭০ ) এক বৃদ্ধকে চাপা দেয় । ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয় । স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটক করে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এএএ / ০২ . ৩৯ঘ . )
দেখুন র্যান্ডম অনুযায়ী - ভিউ অনুযায়ী - ভোট দিন - মন্তব্য অনুযায়ী
দারুন একটা গল্প শোনালেন ভাই । আমরা যাদের হিংস্র জীব বলি তারা যদি মানুষের কাজ কর্ম বুঝতে পারত তা হলে কেমন হতো … … … … … ?
ধাঁধার পাশাপাশি নাটোর জেলার সর্বত্র লোকে মুখে মুখে অসংখ্য প্রবাদ - প্রবচন আউড়ে থাকে । এই প্রবাদ - প্রবচনে কৃষি , আবহাওয়া , সমাজতত্ত্ব , সামাজিক অবস্থাসহ জীবনের বিচিত্র অভিজ্ঞতার সারাৎসার উৎসারিত হয়েছে । সরদার আবদুল হামিদ লিখেছেন - ' প্রবাদ প্রবচন লোকসাহিত্যের মূল্যবান সামগ্রী । সরস ছন্দবহ ভাবব্যঞ্জক বাক্য বা বাক্যসমষ্টিই প্রবাদ । অনুভূতিপ্রবণ মানবমনের অভিজ্ঞতা হতে প্রবাদের জন্ম । প্রবাদকে খন্ড জ্ঞানভান্ডার বলা চলে । এক একটি প্রবাদবাক্য হীরার টুকরার ন্যায় দামী । সাগরের বুকে যেমন মণি - মুক্তা লুক্কায়িত থাকে , তেমনি মানবমনের গহীনে যুগ যুগ ধরে সঞ্চিত হয় প্রবাদরূপ রত্নরাজি । প্রবাদের মাধ্যমে আমরা পেয়ে থাকি চিরন্তন জ্ঞানের কথা , অজানা রহস্যের কথা , আনন্দঘন হাস্যরস ও কৌতুকের কথা যা মনকে সাময়িক আনন্দে উৎফুল্ল করে তোলে । তাই প্রবাদ বাক্য যেমন আনন্দের খোরাক , তেমনই এর উপদেশমালা চিন্তার খোরাকও বটে । দেখা যায় , পল্লীর প্রবীণ লোকেরা কথায় কথায় প্রবাদ আওড়ান । এগুলো যেন তাদের রক্তের সাথে মিশে আছে । প্রাসঙ্গিক প্রয়োজনে তাদের মুখ দিয়ে স্বতঃস্ফুর্তভাবে বেরিয়ে আসে রাশি রাশি প্রবাদ বচন । স্থান - কাল - পাত্রভেদে কোথায় কোনটি প্রযোজ্য , অন্তর - ভান্ডার খুঁজে বের করতে তাদের আদৌ বেগ পেতে হয় না । ( দ্রষ্টব্য : চলনবিলের লোকসাহিত্য । প্রকাশক - বাংলা একাডেমী , ঢাকা । ) নাটোর জেলার মাদার গান
ওয়ালাইকুমওয়াসসালাম । হায় ! হায় ! আরেক তিড়িং বিড়িং কিরিং কিরিং মনে হয় । ভাই আর যা করেন তিড়ি বিড়িং মার্কা কবিতা দিয়েন না ।
* এটা ফ্রিওয়্যার * ছোট ফাইল সাইজ । মাত্র ২০০ কিলোবাইট । * ৬৫ টা সাইট থেকে অটোডাউনলোড করতে পারে । * এক সাথে একাধিক ডাউনলোড করতে পারে । * ৪৫ টি ভাষা সাপোর্ট করে ।
লুৎফর রহমান বলেছেন : হে আল্লাহ তোমার দরবারে আমার প্রার্থনা পরকালে আমাদের এক করো সেখানে যেন কাছে পাই আমার মাকে । আমিন
ছহুল হোসেইন জানান , প্রথম দিন নওগাঁর পত্নীতলা ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভোটারদের তালিকা হালনাগাদ কাজ করা হবে ।
রাজ বলেছেন : আইচ্ছা তাই নাকি ? ? ওয়েট পরের পর্বে তোমারে পচাইতাছি ! ! ! !
ভোট দিয়েছেন ৪ জন | পোস্টটি ২ জনের ভাল লেগেছে | ২ জনের ভাল লাগেনি
অর্থঃ ( ( আমার উম্মাতের কাবীরাহ্ গোনাহ্ কারীদের জন্য আমার শাফায়াত । ) ) [ আবু দাউদ ]
হায়রে আপসোফ , মডারেটর হওয়ার কারনে কোন Rank ই পাবো না । v (
ফেনী সংবাদদাতা : : গত বৃহস্পতিবার ফেনী সদর উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নে বিক্ষিপ্ত ঘটনা ও ধর্মপুর ইউনিয়নে সহিংসতার মধ্যে দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে । দুপুর ১২ টায় ধর্মপুর ইউনিয়নে বিএনপি - জামায়াত প্রার্থীরা নির্বাচন বর্জন করে । . . . . বিস্তারিত
আওওয়ালু শাফিয়িন , আওওয়ালু মুশাফ্ফায়িন , আওওয়ালু মাঁইইয়ুর্হারিক হালক্বাল জান্নাতি হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তথা একমাত্র ইসলামই মহিলাদের শ্রেষ্ঠ হক্ব সংরক্ষণকারী । মহান আল্লাহ পাক কুরআন শরীফে বলেন , يايها الناس انا خلقنكم من ذكر وانثى وجعلنكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقكم অর্থ : " হে মানুষজাতি । নিশ্চয়ই আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি [ . . . ]
আমি তোমায় ভালোবাসি তোমার জন্যই কবিতা লিখে শেষ করতে পারি কলমের কালি তোমার জন্যই ফুলের বাগানে হতে পারি আমি মালি আমি তোমায় ভালোবাসি ।
আমার লেখা পড়ুন , আমি চাই দূর্নীতি মুক্ত bangladesh .
লেখক বলেছেন : আপাতত মালয়শিয়া আছি , দেশে যখন আসব তখন লিখব , থেঙ্কু ভাইজান
ঢাকা , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডেস্ক ) : পাকিস্তান বিমান বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এয়ার মার্শাল মোহাম্মদ হাসান তদন্ত কমিশনকে জানিয়েছেন , গত ২ মে মার্কিন কমান্ডো হামলায় ওসামা বিন লাদেন নিহত হওয়ার দিন বিদেশি হেলিকপ্টারের উপস্থিতির খবর পাওয়া মাত্র অপারেশনাল মানদণ্ড অনুযায়ী পাকিস্তান বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছিল । তবে ভৌগোলিক সীমাবদ্ধতার জন্য পাকিস্তানি রাডার অনুপ্রবেশকারী হেলিকপ্টার শনাক্ত করতে পারেনি । আজ মঙ্গলবার ডনের অনলাইন সংস্করণে এ সংবাদ প্রকাশিত হয়েছে । পাকিস্তানি রাডারকে ফাঁকি দিয়ে গ্যারিসন শহর রাওয়ালপিন্ডির অদূরে এবোটাবাদে ২ মে মার্কিন হেলিকপ্টার অনুপ্রবেশ করে আল - কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করতে সফল হওয়ায় গোটা পাকিস্তান সশস্ত্র বাহিনী বিশেষ করে সে দেশের বিমানবাহিনীর যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দেয় । এ প্রশ্নের জবাব খুঁজে বের করতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জাভেদ ইকবালের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয় । গতকাল সোমবার এ কমিশনকে লিখিতভাবে এয়ার মার্শাল হাসান জানান , এবোটাবাদে মার্কিন কমান্ডো অভিযানের বহু আগে থেকে পাকিস্তান বিমানবাহিনী পশ্চিমাঞ্চলীয় সীমান্তে শান্তিকালীন অবস্থা বজায় রাখত । বিমানবাহিনী ২ মে ভোর পর্যন্ত এবোটাবাদের আকাশে টহল অব্যাহত রেখেছিল । তবে অঞ্চলটি দুর্গম পাহাড়ি হওয়ায় পাকিস্তানি রাডার অনুপ্রবেশকারী হেলিকপ্টার শনাক্ত করতে ব্যর্থ হয় । ( শীর্ষ নিউজ ডটকম / এসএইচকে / এআইকে / ১৯ . ১০ঘ )
ধন্যবাদ দুলাল ভাই , ডাক্তার সাহেব . . . . . আগে বলেন তো বানানের কি একটু ইমপ্রুভ হযেছে ?
প্রচলিত অঙ্ক পাল্টানোর বছর ২০১০ । এ বছর বক্স অফিসে এমন কিছু ছবি ধরাশায়ী হয়েছে , যেসব ছবির প্রযোজকেরা লাভের অঙ্ক পর্যন্ত গুনেছেন । স্যাটেলাইট , মিউজিক , হোম ভিডিওর স্বত্ব নিয়ে প্রযোজকের মুখে হাসি ফুটলেও প্রদর্শক ও হল - মালিকেরা দুই চোখে অন্ধকার দেখেছেন । কাইটস , অ্যাকশন রিপ্লে , রাবণ , গুজারিশ , খেলে হাম জি জান সে ছবিগুলোর প্রযোজকেরা যদি কম দামে তাঁদের ছবিগুলো বিক্রি করতেন , তাহলে হয়তো সুপারহিট ছবির তালিকায় এগুলোর নাম শোভা পেত । এ বছরই একই ছবির ( রক্তচরিত্র ) দুটি পর্ব মুক্তি পেয়েছে পরপর দুই মাসে । হলিউডের স্যার বেন কিংসলে থেকে বলিউডের শিল্পী সুখবিন্দর সিং , শত্রুঘ্ন সিনহার ছেলে লাভ সিনহা ও মেয়ে সোনাক্ষী সিনহা এ বছরই বলিউডরাজ্যে তাঁদের যাত্রা শুরু করেছেন । আলোচিত অভিনেতা রজনীকান্ত ম্যানিয়া আচ্ছন্ন করেছিল বলিউডবাসীকেও । এর পাশাপাশি এ বছর যেসব অভিনেতার অভিনয় দ্যুতি ছড়িয়েছে , তাঁরা হলেন : অর্জুন রামপাল ( হাউসফুল , রাজনীতি , উই আর ফ্যামিলি ) , এমরান হাশমি ( ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই ) , শহীদ কাপুর ( বদমাশ কোম্পানি ) , তুষার কাপুর ( গোলমাল ৩ ) , আরশাদ ওয়ার্সি ( গোলমাল ৩ , ইশকিয়া ) , ইমরান খান ( আই হেট লাভ স্টোরিজ , ব্রেক কে বাদ ) , অভয় দেউল ( আয়শা ) , অমিতাভ বচ্চন ( র্যান , তিনপত্তি ) , ঋষি কাপুর ( দো দুনি চার ) , অভিষেক বচ্চন , সিকান্দার খের ( খেলে হাম জি জান সে ) , ফারহান আখতার ( কার্তিক কলিং কার্তিক ) , বিবেক ওবেরয় ( প্রিন্স , রক্তচরিত্র ১ ) , অক্ষয় খান্না ( আক্রোশ , তিস মার খান ) , রণদীপ হুদা ( ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই ) , বিনোদ খান্না ও আরবাজ খান ( দাবাং ) , মনোজ বাজপায়ি ( রাজনীতি ) , কুনাল খেমু ( গোলমাল ৩ ) , নাসিরউদ্দিন শাহ ( ইশকিয়া , রাজনীতি , আল্লাহ কে বান্দে ) , পরেশ রাওয়াল ( আক্রোশ , অতিথি তুম কভ জাওগে , র্যান , নো প্রবলেম ) , সোনু সুদ ( দাবাং ) , নানা পাটেকর ( রাজনীতি , তুম মিলো তো সাহি ) , বোমান ইরানি ( হাউসফুল , ওয়েল ডান আব্বা ) , রিতেশ দেশমুখ ( হাউসফুল , র্যান ) , জন এব্রাহাম ( আশায়ে ) , সঞ্জয় দত্ত ( নক আউট ) , মিঠুন চক্রবর্তী ( গোলমাল ৩ ) , শারমান জোশি ( আল্লাহ কে বান্দে ) , আদিত্য রায় কাপুর ( গুজারিশ , অ্যাকশন রিপ্লে ) , চাঙ্কি পান্ডে ( হাউসফুল ) , রাহুল বোস ( দ্য জাপানিজ ওয়াইফ ) , রাজপাল যাদভ ( খাট্টা মিঠা ) । আলোচিত অভিনেত্রী যাঁদের অভিনয় সমাদৃত হয়েছে : ঐশ্বরিয়া রাই বচ্চন ( গুজারিশ , অ্যাকশন রিপ্লে , রোবট , রাবণ ) , বিদ্যা বালন ( ইশকিয়া ) , কঙ্কণা সেন শর্মা ( মির্চ , অতিথি তুম কাব যাওগে ) , দীপিকা পাড়ুকোন ( হাউসফুল , লাফাঙ্গে পারিন্দে , খেলে হাম জি জান সে , কার্তিক কলিং কার্তিক , ব্রেক কে বাদ ) , প্রিয়াঙ্কা চোপড়া ( আনজানা আনজানি , পেয়ার ইমপসিবল ) , কঙ্গনা রনৌত ( ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই ) , লারা দত্ত ( হাউসফুল ) , দিয়া মির্জা ( হাম তুম ঔর ঘোস্ট ) , ডিম্পল কাপাডিয়া ( তুম মিলো তো সাহি , দাবাং ) , নেহা ধুপিয়া ( ফাঁস গায়ে রে ওবামা ) , প্রাচী ( ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই ) , সুস্মিতা সেন ( নো প্রবলেম , দুলহা মিল গয়া ) , বিপাশা বসু ( আক্রোশ ) , নীতু সিং কাপুর ( দো দুনি চার ) । আলোচিত তালিকা দর্শকদের রায় চলচ্চিত্র : দাবাং পরিচালক : প্রকাশ ঝা ( রাজনীতি ) প্রযোজক : আমির খান ( পিপলি লাইভ ) ও আরবাজ খান ( দাবাং ) কাহিনি : হাবিব ফয়সাল ( ব্যান্ড বাজা বারাত , দো দুনি চার ) চিত্রনাট্য : করণ জোহর ( মাই নেম ইজ খান ) সংলাপ : অভিনব কশ্যাপ ( দাবাং ) অভিনেতা : সালমান খান ( দাবাং ) অভিনেত্রী : কাজল ( মাই নেম ইজ খান ) পার্শ্ব - অভিনেতা : অর্জুন রামপাল ( রাজনীতি ) পার্শ্ব - অভিনেত্রী : কারিনা কাপুর ( উই আর ফ্যামিলি ) অভিনেতা ( খলচরিত্র ) : মনোজ বাজপায়ি ( রাজনীতি ) অভিনেতা ( কৌতুক চরিত্র ) : তুষার কাপুর ( গোলমাল ৩ ) সংগীত পরিচালক : বিশাল - শেখর ( আই হেট লাভ স্টোরিজ , তিস মার খান , আনজানা আনজানি , ব্রেক কে বাদ ) সর্বাধিক জনপ্রিয় ছবি সংগীতপরিচালক : প্রিতম ( অ্যাকশন রিপ্লে , ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই , গোলমাল ৩ , প্রিন্স , রাজনীতি ) গীতিকার : গুলজার ( দিল তো বাচ্চা হ্যায় জি - ইশকিয়া ) গায়ক : রাহাত ফতেহ আলী খান ( দিল তো বাচ্চা হ্যায় জি - ইশকিয়া , তেরে মাস্ত মাস্ত - দাবাং ) সর্বাধিক জনপ্রিয় গানের গায়ক : মোহিত চৌহান ( পি - লু - ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই , তুঝে ভুলা দিয়া - আনজানা আনজানি ) গায়িকা : সুনিধি চৌহান ( শিলা কি জাওয়ানি - তিস মার খান ) নৃত্য পরিচালক : ফারাহ খান ( মুন্নি বাদনাম - দাবাং ও শিলা কি জাওয়ানি - তিস মার খান ) অতিথি শিল্পী : মালাইকা অরোরা খান ( দাবাং ) জুটি : কাজল - শাহরুখ খান ( মাই নেম ইজ খান ) নবাগত অভিনেতা : রণবীর সিং ( ব্যান্ড বাজা বারাত ) নবাগত অভিনেত্রী : সোনাক্ষী সিনহা ( দাবাং ) নবাগত পরিচালক : অভিষেক চৌবে ( ইশকিয়া ) ও আনুশা রিজভি ( পিপলি লাইভ ) নবাগত কণ্ঠশিল্পী : মমতা শর্মা ও ঐশ্বরিয়া ( মুন্নি - দাবাং ) নবাগত সংগীতপরিচালক : সঞ্জয় লীলা বানসালি ( গুজারিশ ) ১০ জনপ্রিয় গান ১ . মুন্নি বাদনাম ( দাবাং ) ২ . শিলা কি জাওয়ানি ( তিস মার খান ) ৩ . বিন তেরে ( আই হেট লাভ স্টোরিজ ) ৪ . জোর কা ঝাটকা ( অ্যাকশন রিপ্লে ) ৫ . দিল তো বাচ্চা হ্যায় জি ( ইশকিয়া ) ৬ . পি - লু ( ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই ) ৭ . সাজদা ( মাই নেম ইজ খান ) ৮ . আপনি তো জ্যায়সে ত্যায়সে ( হাউসফুল ) ৯ . তুঝে ভুলা দিয়া ( আনজানা আনজানি ) ১০ . উফ তেরি আদা ( কার্তিক কলিং কার্তিক ) ১০ ব্যবসাসফল চলচ্চিত্র ১ . দাবাং ২ . রাজনীতি ৩ . গোলমাল - ৩ ৪ . মাই নেম ইজ খান ৫ . হাউজফুল ৬ . পিপলি ( লাইভ ) ৭ . তিস মার খান ৮ . ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই ৯ . ব্যান্ড বাজা বারাত ১০ . লাভ সেক্স ঔর ধোঁকা তিস মার খান এ প্রতিবেদন লেখা পর্যন্ত অর্ধকোটি টাকার ওপর ব্যবসা ছাড়িয়ে গেছে । রজনীকান্তের এন্ধিরাম ভারতের সর্বকালের সেরা ব্যবসাসফল তিনটি ছবির একটি হিসেবে নাম লেখালেও ছবিটির হিন্দি সংস্করণ রোবট বলিউডে সাধারণ মাপের হিট । পাশাপাশি আই হেট লাভ স্টোরিজ , ইশকিয়া , তেরে বিন লাদেন , বদমাশ কোম্পানি হিট ও উড়ান , আনজানা আনজানি , উই আর ফ্যামিলি , অতিথি তুম কভ জাওগে , ব্রেক কে বাদ , আয়শা , লাফাঙ্গে পারিন্দে , দো দুনি চার , মিলেঙ্গে মিলেঙ্গে মাঝারি মাপের ব্যবসা করে প্রযোজকের মুখে হাসি ফুটিয়েছে । ১০ সমালোচক - প্রিয় চলচ্চিত্র ১ . উড়ান ২ . গুজারিশ ৩ . পিপলি ( লাইভ ) ৪ . ইশকিয়া ৫ . অন্তর্দ্বন্দ্ব ৬ . আল্লাহ কে বান্দে ৭ র্যান ৮ . খেলে হাম জি জান সে ৯ . ওয়েল ডান আব্বা ১০ . ফাঁস গ্যায়ে রে ওবামা । এ ছাড়া সিটি অব গোল্ড , রোড টু সঙ্গম , খিচড়ি , ক্রুক , বেনি অ্যান্ড বাবলু , আক্রোশ , রক্তচরিত্র ২ ও ব্যবসাসফল ছবির মধ্যে রাজনীতি , মাই নেম ইজ খান , লাভ সেক্স ঔর ধোঁকা , তেরে বিন লাদেন , আয়শা , লাফাঙ্গে পারিন্দে , উই আর ফ্যামিলি , ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই , ব্যান্ড বাজা বারাত সমালোচকদের সমর্থন কুড়িয়েছে । একনজরে বলিউড ২০১০ আলোচিত বিয়ে : মনীষা কৈরালা - সম্রাট আলোচিত ব্রেকআপ : সালমান - ক্যাটরিনা অপ্রত্যাশিত সাফল্য : দো দুনি চার , ব্যান্ড বাজা বারাত , আয়শা , লাভ সেক্স ঔর ধোঁকা , পিপলি লাইভ , উড়ান , তেরে বিন লাদেন , অতিথি তুম কভ যাওগে , ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই অপ্রত্যাশিত ব্যর্থতা : খেলে হাম জি জান সে , রাবণ , কাইটস , গুজারিশ , অ্যাকশন রিপ্লে , নো প্রবলেম , তিন পাত্তি , র্যান বাজে ছবি : হিসসস , ঝুটা হি সাহি সেরা ফ্লপ : রক্তচরিত্র ১ , রক্তচরিত্র ২ , হিসসস , ঝুটা হি সাহি সর্বাধিক ছবির অভিনেতা : অজয় দেবগন ( ছয়টি ) সর্বাধিক ছবির অভিনেত্রী : দীপিকা পাড়ুকোন ( পাঁচটি ) উত্থান : আনুশকা , রণবীর সিং , সোনাক্ষী , সালমান খান , অজয় দেবগন পতন : মল্লিকা শেরাওয়াত , ঐশ্বরিয়া রাই বচ্চন , প্রিয়াঙ্কা চোপড়া , হূতিক রোশন , অভিষেক বচ্চন , নিল নিতিন মুকেশ
হিজলা থানার ওসি রফিকুল হোসেন জানান , মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মো . আফসারউদ্দিন হাওলাদার ও আওয়ামী লীগের কয়েকজন নেতা মিলে এ ঘটনার ইন্ধন দেয় । যার কারণে ঘটনার সাথে সংশ্লিষ্ট প্রত্যক্ষ ও পরোক্ষোভঅবে অভিযুক্ত ১২ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন ঘটনায় আহত এএসআই হাকিম ।
খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন আয়ত্বে আনে ।
প্রণালী টুকরো করা শুটকি মাছ গরম পানিতে ভালো করে ধুয়ে তেলে মচমচে করে ভাজুন । শুকনামরিচ ভালো করে ভেঙে মচমচে করে ভাজা শুটকি মাছ ও ধনেপাতা কুচি , পেঁয়াজ কুচি , রসুন কুচি , লবণ ও সরিষার তেল একসাথে মাখান এবং গরম গরম পরিবেশন করুন ।
ভারতে পাচারকালে আজ বুধবার সন্ধ্যায় বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ১২ জনকে উদ্ধার করেছে আটককৃতরা হলো - বাগেরহাটের মড়লগঞ্জের নার্গিস ( ১৪ ) , কুলসুম বেগম ( ১৯ ) , খলিলুর রহমান ( ২৫ ) , ইব্রহিম শিকদার ( ২৮ ) , আমিন হাওলাদার ( ২৮ ) , সেলিম শেখ ( ৩০ ) ও তার কন্যা শারমিন ( ৯ ) , নাসির তালুকদার ( ২৬ ) , আবুল বাশার ( ২৯ ) , সরোয়ার ( ৩২ ) , সুমন ফকির ( ৩১ ) এবং পিরোজপুরের হানিফ মিয়া ( ৩৪ ) । ২২ - বিজিবি বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের কমান্ডার লিয়কত আলী জানান , ভালো কাজের প্রলোভন দেখিয়ে একটি পাচারকারী চক্র বেশ কয়েকজন নারী ও শিশু ভারতে পাচার করছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বুধবার সন্ধ্যায় সাদিপুর সীমান্তে অভিযান চালানো হয় । এসময় অভিযান চালিয়ে ৮ জন পুরুষ , ৩ জন নারী ও এক শিশুকে আটক করা হয় । তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে আগে ভাগেই পালিয়ে যায় পাচারকারীরা । আটককৃত নার্গিস জানান , পাচারকারীরা তাদের কাছ থেকে মাথাপিছু মোটা অংকের টাকা নিয়ে ভালো কাজ দেয়ার কথা বলে ভারতে নিয়ে যাচ্ছিলো । সীমান্তে একটি বাঁশবাগানে দালালরা তাদের লুকিয়ে রাখার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে । বিজিবি সদস্যরা উদ্ধারকৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে । এ ব্যাপারে মামলা হয়েছে সংশ্লিষ্ট থানায় ।
আমি রাঙামাটি গিয়ে বোট ভাড়া করে লেক ঘুড়েছি ভালই লাগে ।
চাঁদাবাজি ও পরিবহন শ্রমিকদের উপর নির্যাতন বন্ধে ঢাকা - টঙ্গীবাড়ি সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট অব্যাহত রয়েছে । বৃহস্পতিবার ধর্মঘটের ২য় দিনে যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে । বিস্তারিত … »
সুমননাহার ( সুমি ) এবং তৌহিদ উল্লাহ শাকিল পছন্দ করেছেন ।
মাহমুদা পারভীন ফেব্রুয়ারি ৬ , ২০১১ @ ১১ : ০১ অপরাহ্ন
অজিত বলেছেন : ২২ নাম্বারে যা ছিল তা স্টেট সিক্রের ( লুলামী সিক্রেট ) তাই মনে হয় রাজ মুছে দিতে বলছিল ।
প্রজন্ম ফোরাম » সাহিত্য - সংস্কৃতি » ছড়া - কবিতা » তুমি
বোধকরি পাগল হইয়া যাইবো । বাড়িতে চলিয়া আসিয়াছি । কিন্তু মাতাল মনটাকে মুহূর্তমাত্র শান্ত করিতে পারিতেছি না । ইসলামী ভাবধারা অনুযায়ী চিন্তা করিবার চেষ্টা করিতেছি । ' সেই মেয়ে মালাউন , তাহার কথা ভাবিয়া কোন লাভ নাই । তাহাকে বিবাহ নয় , ভালোবাসা নয় , বরং তাহাকে আমি ধর্ষণ করিতে পারি , এর বেশি নয় । আমার দ্বারা ধর্ষিত হইলে তাহার জীবন ধন্য হইয়া যাইবে । ছি ! ছি ! এইসব কি ভাবিতেছি ? আমার মাথা সত্যি খারাপ হইয়া গেছে । তপনের সাথে আলাপ করলাম । সে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হল না । এটা আমার ব্যক্তিগত ব্যাপার । আমার যাকে ভাল লাগবে তাকেই আমার বিয়ে করা উচিত , যদি সেই মেয়ে রাজি থাকে । এই হল তপনের মূল কথা । আমিও তাই জানি । কিন্তু সমস্যাটা অন্য জায়গায় । সামাজিক । আমাদের সমাজ খুবই খারাপ । মানুষের মনের কোন মূল্য সমাজ দেয় না । ভাবছি বাবামার সাথে আলাপ করবো । আমারব্লগ . কম এ এই বিষয়ে একটা পোস্ট দিতে পারি । কিন্তু সেখানকার ব্লগাররা আজেবাজে গালিগালাজ শুরু করে দিতে পারে । কি দরকার কথা বাড়ানোর ? অবশ্য কে কি বলল , তাতে কিইবা যায় আসে ? কিন্তু আমারব্লগ . কম এর স্পিড খুব কম । লোড হতে চাচ্ছে না ।
মহেশখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর দেড় লক্ষ টাকা ছিনতাই
বাগেরহাটের চিতলমারীতে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক নকীব মিজান আহত
কপিরাইট © নাগরিকব্লগ . কম ® ২০১০ ( কমিউনিটি ব্লগার্স ফোরাম ) | নির্মাণে : বাঙালি ইনকর্পোরেশন
আসসালামু আলাইকুম , কেমন আছেন সবাই ? আজকের টুইটটি হল ফান নিয়ে । আমি আবার মজা করতে পারি না । তবুও চেষ্টা করেছি । মূলতঃ এটি আপনাদের জন্যইম সব কিছু করতে হবে আপনাদেরই । নিচে একটি ছবি দেয়া আছে । ছবিটি দেখতে পাচ্ছেন । কার এই ছবিটি তা তো বলতে হবে না আশা করি । হ্যাঁ , এই তো সবাই চিনেছেন । ছবিটি হল আর্জেন্টিনার সবচেয়ে …
এদিকে রামপুরা থানায় দায়েরকৃত অভিযোগে বলা হয় , গত ২ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে শামসুল হক , সিরাজুল হক জুয়েল , মনিরুল হক , জামাল উদ্দিন খান , রশিদ উদ্দিন খানসহ ২০ - ৩০ যুবক জমি দখল করে এবং বাড়িতে ভাংচুর চালায় । এতে দুই লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয় বলে বাদী তার আর্জিতে উল্লেখ করেছেন । এতে আরও বলা হয় , সন্ত্রাসীরা জমি ও বাড়ির মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে । অন্যথায় জমি দখল ছাড়া হবে না বলে জানিয়ে দেয় । জমির মালিক মো . হারুনুর রশিদ ও আবুল হাশেম অভিযোগ করে বলেন , ওয়ারিশ সূত্রে পাওয়া ৬৬ শতাংশ জমিতে গত ৪৫ বছর ধরে বসবাস ও বাড়ি ভাড়া দিয়ে আসছি । সম্প্রতি স্থানীয় আওয়ামী লীগ পরিচয়দানকারী কতিপয় সন্ত্রাসী জমি দখল করে স্থাপনা নির্মাণ করছে । আমরা প্রাণহানির ভয়ে জমির কাছে যেতে পারছি না । তারা আমাদের বিভিন্নভাবে হুমকি - ধমকি দিচ্ছে । পুলিশ জমি উদ্ধারে আমাদের সহযোগিতা করছে না , উল্টো দখলদারদের দায়ের করা মিথ্যা মামলায় রমনা থানা পুলিশ আমাদের হয়রানি করছে । তারা আরও বলেন , এ জমির বিষয়ে এক পিটিশনের পরিপ্রেক্ষিতে রামপুরা থানার এএসআই মো . রফিকুল ইসলাম তার প্রতিবেদনে এই জমির প্রকৃত মালিক আমরা বলে আদালতকে জানান । তারপরেও আমরা জমির কাছে যেতে পারছি না । এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ।
বাগেরহাট , বাংলাদেশনিউজ২৪x৭ . কম বাগেরহাট শহরের রেল রোডস্থ নিউ মেডিসিন কর্ণার নামের একটি ঔষধের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে । অজ্ঞাত চোরেরা রবিবার দিনগত রাতের যে কোন সময়ে ওই দোকানের টিনের চাল কেটে দোকানে প্রবেশ করে ড্রয়ারে থাকা নগদ ৮ / ১০ হাজার টাকা ও নোকিয়া মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় । তবে কোন ঔষধ চুরি হয়নি বলে দোকানের মালিক খন্দকার খোকন জানান । সোমবার সকালে এ খবর পেয়ে সদর থানার এসআই সেলিম দোকানটি পরিদর্শন করেছেন । এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় বাগেরহাট সদর থানায় কোন মামলা হয়নি বলে কর্তব্যরত ডিউটি অফিসার জানান । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / প্রতিনিধি / এসএ .
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে ।
২৩ জুন কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আহসান হাবীব কামালকে সভাপতি ও সাবেক সংসদ সদস্য বিলকিস আক্তার জাহান শিরিনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণার পর সরোয়ার অনুসারীরা এ কমিটির বিরোধীতা করে আসছে ।
সাহায্য / জিজ্ঞাসা » অদৃশ্য » ৯ জুলাই , ২০১১ » কোন মন্তব্য নেই » 23 বার দেখা হয়েছে
উপকারিতা : পায়ের বাত , সায়টিক বাত থেকে শুরু করে মুত্রাশয় ঘটিত রোগ সেরে যায় । যাদের রাতে ভালো ঘুম হয় না তাদের জন্য এই থেরাপি অনেক উপকারি ।
সর্ব প্রথম আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ' আলাইহি ওয়াসাল্লাম অতঃপর তাঁর উম্মাত পুল সিরাত পাড়ি দিবেন । আর সে দিন একমাত্র রাসূলগণ কথা বলবেন । রাসূল ( আলাইহিমুস সালাম ) দের কথা হবে ।
By মাহফুজা ফারহা Rajshahi দেখা হয়েছে : ০ বার শ্রম ও জনশক্তি
ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া পরিমল জয়ধরকে ৭ জুলাই বাডডা থানা পুলিশ আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেয় । এই রিমান্ডের সময় কাল শেষ হওয়ার কথা ছিল । তবে পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে চাইলে চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয় ।
যোগাযোগ ব্যবস্থা : ঢাকা থেকে সড়কপথে সরাসরি মাগুরা যাওয়া যায় । সড়কপথে ঢাকা থেকে মাগুরার দূরত্ব ২০১ কিমি । যেতে প্রায় ৫ ঘণ্টা সময় লাগে । সোহানা , হানিফ , ঈগল প্রভৃতি পরিবহনের বাস নিয়মিত ঢাকা থেকে মাগুরা যাতায়াত করে ।
আমরা কতটা অদ্ভুত । কোন কিছু ভালো হলে credit টা নিজেকেই দেই আর মনের মত না হলে ভাগ্যকে দোষারোপ করতে থাকি । কিন্তু কখনও কি এটা ভাবি , যা কিছু ভালো হয়েছে ভাগ্যগুণে ভালো হয়েছে আর যা কিছু ভালো হয়নি নিজ দোষেই খারাপ হয়েছে . . .
কখনও বা বড় দিঘির পারে বিরাট বরই গাছ তলায় বসে মাছরাঙ্গা পাখির মাছ ধরা দেখতো । নীল আকাশে সাদা সাদা মেঘ ভেসে বেড়ায় । খোকা অবাক হয়ে দেখে । সাদা সাদা কাশফুলে মাঠ ভরে থাকে । খোকা সেই কাশ ফুলের ভেতর লুকোচুরি খেলে । তার সঙ্গে থাকে ছেলের দল । কারও কারও গায়ে গেঞ্জি নেই । পরনের প্যান্ট - লুঙ্গিও ছেড়া । খোকা মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে " কিরে আজ খাস নি ? মুখটা ব্যাজার ক্যান তোর ? " ছেলেটা উত্তর দেয় , " বাজানের অসুখ । কামে যায়নি । চাল কিনবার পারে নাই । " খোকা তাকে বুকে জড়িয়ে ধরে । ছেলেটা কেঁদে ফেলে । খোকা তার চোখের পানি মুছিয়ে বলে , " চল । আমাদের বাড়ি গিয়া সবাই একলগে ভাত খাব । " সবাইকে নিয়ে খোকা ঘরে ফিরে । দেখে মা তার প্রতিায় বসে আছে । মায়ের গলা জড়িয়ে ধরে বলো , " ও মা , ক্ষুধা লাগছে । আমাগো ভাত দিবা না । " মা তাকিয়ে দেখে খোকার সঙ্গে সাতজন । সবাইকে একবার দেখে নিয়ে মা হেসে ফেলে । বলে , " আসছো তোমার সৈন্য - সামন্ত নিয়া , খাইতে দিতে তো হবেই । যাও সব গোসল করে আসো । "
ফারাবী ভাই , আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে , আপনি সবসময় ইসলাম সম্পর্কে আমাদের কে শিক্ষাণীয় অনেক লেখালেখী করেন । নিশ্চয়ই আপনার এই লেখালেখী আল্লাহপাক কবুল করবেন । এটাও এক প্রকার ইসলামের খেদমত করা হচ্ছে । ভবিষ্যতে আপনার থেকে বর্তমান সমাজের আনাচে কানাচে যেভাবে নারীদের বেহাল্লাপনা , বেপর্দা , অশালীন পোষাক পরিধানের প্রতিযোগীতা চলছে এবং ছেলেরা লম্বা চুল , ফ্যাশনাবল দাড়ী রাখা , মাদক গ্রহণ সহ ইত্যাদি করছে এই সব সম্পর্কিত একটি উপদেশ ও গঠনমূলক লেখা আপনার থেকে আশা করছি । ধন্যবাদ ।
নোয়াখালী , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : ৪ বছর বয়সী ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে ১০ বছরের মামাকে কারাগারে পাঠানো হয়েছে । আজ মঙ্গলবার দুপুরে পুলিশ আসামি রাকিব হাসানকে আদালতে হাজির করে । আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন । একই সঙ্গে শিশু অপরাধী হিসেবে সার্বিক সুবিধা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে । এদিকে ধর্ষিত শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে । ধর্ষণ ও মারামারির অভিযোগে পুলিশ রাকিবের বাবা - মাকেও আটক করেছে । বেগমগঞ্জ মডেল থানার ওসি আমিরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন । পুলিশ জানায় , উপজেলার পশ্চিম নাজিরপুর গ্রামের হামিদ সর্দার বাড়ির ইব্রাহিমের পুত্র রাকিবকে চাচাতো বোনের মেয়ে ৪ বছর বয়সী ভাগ্নি সায়নুমা আক্তারকে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন । মামলা নং - ১১ । মামলার পর রাকিবকে গ্রেফতার করা হয় বলে মামলার আই . ও এসআই হাকিম জানান । ধর্ষিত সায়নুমা উপজেলার মীরওয়ারিশপুর গ্রামের নাদু মহুরী বাড়ির সফিকুল ইসলামের মেয়ে । আসামি রাকিব শীর্ষ নিউজ ডটকমকে জানান , তার বিরুদ্ধে অভিযোগ সত্য নয় । গাছ কাটতে গিয়ে দা নিয়ে দুষ্টুমি করার সময় তাকে লাঠি দিয়ে বাড়ি দিয়েছি মাত্র । এ নিয়ে বাড়িতে সামান্য মারামারি হয়েছে । এরপর তারা আমার বিরুদ্ধে এ অভিযোগ করেছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এআই / এসসি / ১৭ . ৩৩ঘ )
কয়েকদিন ধরে বুঝতে পারছি আমার ব্লগে নতুন একজন পাঠক বেড়েছে । সে খুব মনযোগ দিয়ে আমার পুরনো ব্লগগুলো ধুলো ঝেড়ে বের করে আনে । তারপর পড়া শুরু করে । এবং পড়া শেষে মন খারাপ করে একা একা বসে থাকে । কাল রাতেও তার ব্যতিক্রম … Continue reading →
থানা ১টি ইউনিয়ন ৯টি মৌজা ২৫০টি সরকারী হাসপাতাল সরকারী ১টি ঘনত্ব ৫২২ . ১৫৮ জন / বর্গ কিঃ মিঃ পোস্ট অফিস ১০টি ব্যাংক ৯টি সময় স্থান বিএসটি ( UTC + 6 )
লেখক বলেছেন : ওয়ালাইকুম , তোমার ব্লগ ঘুইরা আসা লাগবে ?
লেখক বলেছেন : আমারে দেখতে কইলে লাভ নাই , আমি দেখুম অন্য কেউ দেখবো না । পাবলিকরে শিখাইতে হইলে আসল আয়াত ও হাদীস লেইখা দেখান । অরিজিনাল আরবী ও তার বাংলা অনুবাদ চাই । না পারলে খাইটা খান
আমি আর আহত হবো না , কোনো কিছুতেই আমি শুধু আর আহত হবো না ।
আলমগীর মজুমদার বলেন , যারা সংবিধান থেকে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা তুলে দেয়ার ষড়যন্ত্র করছে তাদের গ্রেফতার করতে হবে । কারণ , মাওলানা নিজামীকে গ্রেফতার করা হয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার কারণে । যারা আল্লাহর উপর আস্থায় বিশ্বাসী নয় , তারাও ধর্ম অবমাননা করেছে । তাই এই অভিযোগে তাদের অবশ্যই বিচার হতে হবে ।
রাসূলুল্লাহ ( সাঃ ) বলেছেন - সুমহান আল্লাহ্ বলেছেন , " হে আদম সন্তান ! আল্লাহর জন্য তুমি ব্যয় কর , তোমার জন্য ব্যয় করা হবে । কারণ আল্লাহর দণি হাত পরিপূর্ণ ও দানশীল , দিনরাতের দান ওর কিছুই হ্রাস করতে পারে না । "
প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ভাই জেরমেইন জ্যাকসন গান গেয়েছেন অনুষ্ঠানে । এছাড়া হলিউডের দু ' বার অস্কার বিজয়ী অভিনেত্রী হিলারি সোয়াংকও ছিলেন এবারের ইন্ডিয়ান ফিল্ম একাডেমী অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ।
ভাই আমারতো মনে হয় এখন সবাই এখানে কাজের কথা বলবে আর ফোরামে অফ টপিক দিবে । একটা কাজের কথা বলি ফোরামে সবাই অনটপিক দিবেন । না দিলে এখানে অফটপিক দিবেন । আর যদি তাও না পারেন তবে আপনার কম্পিউটারে এক বালতি ঠান্ডা পানি ঢেলে দেন । ভাই , গরম পানি ভুলেও দিয়েন না , তা হলে পিসি মাইন্ড করবে দেখবেন আর কোন দিন ওপেন হবে না ।
" পাখি যদি ফেরে তুমি কোথা যাও গোধূলির রঙে রঙে কি নিজেকে হারাও ? বাউলের গানে কি ভাসে উদাসীর সুর ভবঘুরে মন নিয়ে যাবে বহুদূর ? " কবিতার লাইনগুলো যেখানে দেখেছিলাম সেখানে রচয়িতার নাম ছিল না - নাম না জানা তাঁর প্রতি সপ্রশংস কৃতজ্ঞতা । আসলেই মন ছুটে যেতে চায় দূর বহুদূর । উড়ু উড়ু মন পাখা মেলেছিল ফেব্রুয়ারির শেষার্ধে - বাস্তবতার ধুলোমাটি ছুঁয়েছিল এই মার্চের তিনদিনের বন্ধে । বান্দরবানের স্বর্ণমন্দির , রাজার বাড়ি , মেঘলা , নীলাচল , নীলগিরি , শৈলপ্রপাত হয়ে রাঙ্গামাটি ছুঁয়ে ছুটে গেছি কাপ্তাই লেকের শান্ত নরম জলের কাছে । স্বর্ণমন্দির মনকে রাঙ্গিয়ে দিল সোনালি রঙে । নীলাচলে এসে মাইক্রোবাস থেকে নামতেই রুদ্ধ ওষ্ঠাধরের অস্ফুট উচ্চারণ ঃ ওয়াও । এক রাশ মনজুড়ানো ঠান্ডা বাতাস চোখে মুখে ভালো লাগার ঝাপটা দিয়ে গেল । চারদিকে তাকিয়ে ডিফরেন্ট টাচের একটা গানের লাইন মনে আসল ঃ " তোমাকে এত সুন্দর সাজ করে গড়েছে কে বলনা " । অনতিদূরের বান্দরবানের বার্ডস আই ভিউঃ সূর্য বেলাশেষের বিদায়ী হাসি দিয়ে মিলিয়ে যাচ্ছে নীলাচলের দিগন্তে । পরদিন ভোরে নীলগিরির উদ্দেশ্যে যাত্রা । যাত্রা শুরুর পর মনে হল এ যেন স্বপ্নযাত্রা । মিলনছড়ি রিসোর্ট আর শৈলপ্রপাতের মাঝামাঝি কোথাও অবাক বিস্ময়ে এ দৃশ্য দেখা ঃ অথচ ফিরতি পথে মেঘ আর সূর্যের মিস্টি হাসি মিলিয়ে যাওয়াতে উপরের এই দৃশ্য আগের মত আর লাগল না । সময় কীভাবে যৌবন কেড়ে নেয় । যাইহোক , নীলগিরির পথে পাহাড়ি বাঁক । এই ছবিগুলোও নীলগিরিতে । ফিরতি পথে শৈলপ্রপাত আর চিম্বুক ছুঁয়ে আসা যায় । রাঙ্গামাটির সূর্যোদয় , সূর্যোদয়ের রাঙ্গামাটি । রাঙ্গামাটি থেকে বাইপাস সড়ক ব্যবহার করে কাপ্তাই শহরে পৌঁছানো । পথের দুর্দান্ত রাস্তা আর কাপ্তাই লেকের সুশীতল সৌন্দর্য । চট্টগ্রাম পৌঁছেই মাইক্রোবাস নিয়েছিলাম যার পথচলা বান্দরবান , রাঙ্গামাটি , রাঙ্গামাটি - কাপ্তাই বাইপাস সড়ক , কাপ্তাই বাঁধ ( বিশেষ অনুমতিতে ) হয়ে আবার চট্টগ্রামে এসে থামা । ১৪ জনের দল , দুটি মাইক্রোবাস । বান্দরবানে থেকেছি এক রাত , আরেক রাত রাঙ্গামাটিতে । শহরের দিকে হোটেলে থাকবেন । আমাদের জাতীয় ওয়েব পোর্টালে তথ্য পাবেন । ( http : / / www . bangladesh . gov . bd / index . php ? Itemid = 272 & id = 225 & option = com_content & task = view ) । ঢাকা থেকে বান্দরবান সরাসরি যাওয়া যায় । আর চট্টগ্রাম থেকে বান্দরবান যদি বাসে যেতে চান = > বহদ্দারহাট টার্মিনাল থেকে পূরবী এবং পূর্বাণী নামক দুটি ডাইরেক্ট নন এসি বাস আছে ৩০ মিঃ পর পর বান্দরবানের উদ্দ্যেশে ছেড়ে যায় । যাইহোক , আমাদের সবকিছু মিলিয়ে জনপ্রতি ৫ , ৫০০ / - খরচ । বান্দরবানে থাকাকালীন রী শং শং হোটেলের খাওয়া - আহা । যদিও একই হোটেলে খেয়েছি তাই তুলনা করার সুযোগ নেই তবু মনে হল এটাই সবচে ভাল । পাখি উড়ে চলে গেলে রেখে যায় পালক । মুহূর্ত উবে গেলে থাকে শুধু স্মৃতি । সৌন্দর্যের গভীরে ডুব দিয়ে ভুস করে ভেসে উঠে চিরবন্ধনের ঢাকায় যাপিত জীবনে আবার নিজেকে সমর্পণ করা । কিন্তু হঠাত ডাকে ফিরে তাকাই । কে ডাকে ? আমার লেখা অন্যান্য ভ্রমণ পোস্টঃ # দার্জিলিং http : / / babu77119 . amarblog . com / / posts / 127223 /
কিশোরগঞ্জের লোকসাহিত্য আরো প্রসিদ্ধিলাভ করবে যদি আমরা যৌথ ভাবে এগুলো সংগ্রহ ও সরক্ষণের উদ্যোগ নেই । আমরাই তুলে ধরবো পল্লীর প্রত্যন্ত অঞ্চলের পুত্রহারা বিধবার করুন কাহিনী । যে বিধবার নয়নের মণি " অল্প বিদ্যা ভয়ংকরীর " মত কথায় কথায় ইংরেজী বলত আর তা সুনে বিধবা নিজের ছেলেকে বিদ্যার জাহাজ মনে করে গর্ববোধ করতো । একদিন খেতে বসে এই বিদ্যার জাহাজের গলায় গেল ভাত আটকে । সে মাকে উদ্দ্যেশ করে বলতে লাগল - ' মাদার ওয়াটার , ওয়াটার । বেচাড়ী মা কিছুই বুঝতে না পেরে ছেলেকে আরো ভাত তরকারী দিতে লাগল । আবার কখনো পিডা ভাত এনে দিলো । কিন্তু পানি আর দিলনা । এদিকে ওয়াটার ওয়াটার করতে করতে বিদ্যার জাহাজ তলিয়ে গেল - অর্থাৎ শেষ নিশ্বাস ত্যাগ করলো । বিধবাতো কিংবর্তব্য বিমূঢ় । যখন বুঝতে পারলো তার বিদ্যার জাহাজ বিউকের ধন আর ইহ জগতে নেই , তখন অধিক শোকে পাথরের ন্যায় বুক ভাঙ্গাঁ দীর্ঘশ্বাস ছিড়ে বলে উঠলো ,
প্রশ্ন ( ২৬ / ২৬ ) : সাত আসমানের চেয়ে আল্লাহ্র আরশ বড় এবং আরশের চেয়ে আল্লাহ বহুগুণ বড় । এ বক্তব্য কি সঠিক ? ? সেতাবুর রহমান মান্দা , নওগাঁ । উত্তর : সাত আসমানের চেয়ে আল্লাহ্র আরশ বড় একথা ঠিক ( ইবনু আবী শায়বা , সিলসিলা ছহীহাহ হা / ১০৯ ) । কিন্তু আরশের চেয়ে আল্লাহ বহুগুণ বড় এ কথা বলা যাবে না । কারণ এর দ্বারা আল্লাহকে তাঁর সৃষ্টির সাথে তুলনা করা হয় । অথচ তাঁর সাথে তাঁর কোন সৃষ্টিকে তুলনা করা যায় না ( শূরা ১১ ) । তবে কোন কিছুর সাথে তুলনা না করে ' আল্লাহ সবার বড় ' এ কথা বলায় কোন দোষ নেই ।
পোস্ট করা হয়েছে : সোম জুলাই ২৮ , ২০০৮ ১০ : ০৩ অপরাহ্ন
@ ㄱউদভ্রান্তㄴ , আমার বাবার পেশাজীবনের কারণে তাকে অনেক সময়েই পরিবার ছেড়ে দূরে থাকতে হয় ; ব্যাচেলরের মতন কাটাতে হয় । তাই রান্নার ঝোক । করতে পারেন আরো কয়েকটা খাবার । পরে আবারো তাকে নিয়ে কোন লেখায় চলে আসতে পারে । আমার ছোট মামা খুব ভালো রান্না করেন । আমি আমার ছোট মামার কাছে মুরগীর রোস্টের টুকরো করা শিখেছি ; তখন আমি সম্ভবত ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী । ছোট মামা বিয়ে বাড়ির দৈনন্দিন রান্না থেকে শুরু করে বিয়ে বাড়ির ভোজ , রোযার ইফতারীর সমস্ত আইটেম রান্না করতে পারেন । করেনও রেগুলার । মামীও ভালো রাঁধেন , কিন্তু হাজবেন্ড এর রান্নার ঝোক থাকলে বউদের অনেক সুবিধা । আমার হাজবেন্ড যদি আপনার বা মামার মত রাধুনী হতো , তবে খুব মজা পেতাম । আমিও ভালো রাধি । কিন্তু - খুব অলস ! !
রীমার ভগ্নীপতি বিল্লাল হোসেন জানান - গত ২ / ৩দিন ধরে রীমা তাকে মেরে ফেলতে পারে বলেও তার ভগ্নীপতিকে মোবাইল ফোনে জানিয়েছিল । এ দিকে রীমার বাবা আঃ সাত্তার ক্ষনে ক্ষনে জ্ঞান হারিয়ে ফেলছে । জ্ঞান ফিরে আসলেই তার মাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে বিলাপ করছে । এছাড়া রীমার মা , বোন ও নিকটাত্মীয়দের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠছে । ক্ষনে ক্ষনে জ্ঞান হারিয়ে ফেলা রীমার বাবাকে কচুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
নির্বাচন উপলক্ষে উপজেলার মান্দা , প্রসাদপুর , ভার্শো , তেঁতুলিয়া , কুসুম্বা , ভালাইল , পরানপুর , গনেশপুর , মঈনুম , কাশোপাড়া , নূরুল্যাবাদ , বিঞ্চপুর , কশব ও কালিকাপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । ষ্টাইকিং ফোর্সসহ পুলিশ , র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে । জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম জানান , উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১২৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে । মান্দা উপজেলায় মোট ভোটার রয়েছে ২ লাখ ৪৫ হাজার ৯৭৩ জন । এর মধ্যে পুরুষ ১ লাখ ১৮ হাজার ১০১ জন ও নারী ১ লাখ ২৭ হাজার ৮৭২ জন ।
দুই গোল নিয়ে অতিক্রম হয় বিরতির সময় । পরে আরো ব্যবধান বাড়াবার জন্য মরিয়া হঠে আনসারের আক্রমণ ভাগ , ফলে তাদের প্রত্যাশা পূর্ণ হয় ৫২ মিনিটে সাইনু মারমা ও ৬২ মিনিটে বদলী খেলোয়াড় জাহানারার গোলে । চার গোলের সুবাদে আনসার দল জাতীয় মহিলা ফুটবল আসরে দ্বিতীয়বারের মতো শিরোপা নিয়ে মাঠ ছাড়ে ।
এদিকে , উত্তরাঞ্চলে এখনো সীমান্ত পাড়ি দিয়ে হাজার হাজার মানুষ তুরস্কে পালিয়ে যাচ্ছে । বৃহস্পতিবার সিরিয়ার সীমান্তবর্তী গ্রাম খাইরবেত আল - জুজে সেনাবাহিনীর সদস্যরা জড়ো হওয়ার পরই ১৫ হাজার মানুষ তুরস্কে পালিয়ে গেছে । সীমান্তে সেনাসমাবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ।
যাত্রার সময় উদয়াদিত্য ও বিভা মাকে আসিয়া প্রণাম করিলেন । পাছে যাত্রার বিঘ্ন হয় , মহিষী তখন কাঁদিলেন না , তাঁহারা চলিয়া যাইতেই তিনি ভূমিতে লুটাইয়া পড়িয়া কাঁদিতে লাগিলেন । উদয়াদিত্য ও বিভা পিতাকে প্রণাম করিয়া আসিলেন , বাড়ির অন্যান্য গুরুজনদের প্রণাম করিলেন । উদয়াদিত্য সমরাদিত্যকে কোলে তুলিয়া লইয়া তাহাকে চুম্বন করিলেন ও আপনার মনে কহিলেন , " বৎস , যে সিংহাসনে তুমি বসিবে , সে সিংহাসনের অভিশাপ তোমাকে স্পর্শ যেন না করে । " রাজবাড়ির ভৃত্যেরা উদয়াদিত্যকে বড়ো ভালোবাসিত , তাহারা একে একে আসিয়া তাঁহাকে প্রণাম করিল , সকলে কাঁদিতে লাগিল । অবশেষে মন্দিরে গিয়া উভয়ে দেবতাকে প্রণাম করিয়া যাত্রা করিলেন ।
আড়ং নতুন ধরনের নকশায় তৈরি ঐতিহ্যবাহী ও আঁটসাঁট পাঞ্জাবি এনেছে আড়ং , যার নাম ' জুয়েলড স্টেটমেন্ট ' । পাঞ্জাবিতে অক্সিডাইজড মেটালে তৈরি বোতামের ব্যবহার হয়েছে । আরও আছে এমব্রয়ডারিতে অলংকৃত জমকালো ' পেইজলি প্লেসমেন্টস ' । পাঞ্জাবিতে ছোট - বড় কলকা বা পেইজলি মোটিফের ব্যবহার । এ ছাড়া আছে কাফলিংকসহ পাঞ্জাবির সংগ্রহ ' লিংক ইওর কাফস ' । এসব পাঞ্জাবির হাতে কাফলিংক বোতামের ব্যবহার হয়েছে । কাটিং , ভেরিয়েশন , নানা ধরনের কলার , অফ হোয়াইটসহ বিভিন্ন রঙের মসলিন , সিল্ক , তসর , অ্যান্ডি ও সুতি কাপড়ে নকশা করা সব পাঞ্জাবি পাওয়া যাচ্ছে আড়ংয়ে । এমনটাই জানালেন আড়ংয়ের বিপণন বিভাগের প্রধান ফারজানা হালিম হাই ।
ঢাকা , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : অসুস্থ অবস্থায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রখ্যাত বাউলশিল্পী আবদুর রহমান বয়াতী । প্রবীণ এ শিল্পীর চিকিৎসার জন্য পাশে এসে দাঁড়িয়েছেন সঙ্গীত ভুবনের নানা শাখার ব্যক্তিবর্গ ও চ্যানেল আই । আজ বুধবার রহমান বয়াতীকে দেখতে যান কণ্ঠশিল্পী দিলরুবা খান , মোহাম্মদ খুরশীদ আলম , ফরিদা পারভীন , আকরামুল ইসলাম , সঙ্গীত পরিচালক শেখ সাদী খান এবং চ্যানেল আই ' র পক্ষে সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শহিদুল আলম সাচ্চু । তারা চিকিৎসার জন্য রহমান বয়াতীর হাতে ১ লাখ টাকা তুলে দেন । ( শীর্ষ নিউজ ডটকম / এমএইচ / এনডিএস / ২২ . ৩০ ঘ . )
নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া : রেশন দোকান চালানোর পদ্ধতিতে ' গরমিল ' ধরা পড়ায় আরও তিন ডিলারকে সাসপেন্ড করল পুরুলিয়া জেলা খাদ্য দফতর । জেলা খাদ্য নিয়ামক সুনয়কুমার গোস্বামী বৃহস্পতিবার বলেন , " ২০৮টি রেশন দোকানে হানা দেওয়া হয়েছে । নানা গরমিল ও গণ্ডগোল ধরা পড়ায় এর আগে সাত জন রেশন ডিলারের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছিল । তার পরে আরও তিন জন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে । তাঁরা হলেন মানবাজার ১ ব্লকের স্বপন মাঝি এবং নিতুড়িয়া ব্লকের ভবানী মাহাতো ও বংশীধর সাউ । "
খবর পেয়ে স্থানীয় লোকজন দু ' ঘণ্টা খোঁজাখুজির পর জাল দিয়ে নিহত জাহাঙ্গীরের লাশ ও আহত রমজানকে উদ্ধার করে ।
লেখক বলেছেন : ওয়েলকাম কিন্তু দুঃখ একটাই । এতজনকে ইনভাইট করলাম অথচ একজনও আমার পোস্টে একটা সিঙ্গেল প্লাসও দিল না
মামুলি চার চাকার গাড়ি নয় , শহীদ কাপুর এবার চালাবেন এফ - ১৬ যুদ্ধবিমান । বলা হচ্ছে , শহীদ কাপুরই প্রথম অভিনেতা , যিনি বিশ্বের দ্রুততম গতির এই যুদ্ধবিমান চালানোর সুযোগ পাচ্ছেন ।
ধীবর বলেছেন : কালকে যদি এই মুড়ি আমারে না খাওয়াইছেন , তাইলে মাইনাস তো দিমুই , লগে প্যাটে খিদা লাগাইয়া গ্যাস্টিকের রুগি বানানের লাইগা আপনার নামে মডু আর থানা দুই যায়গাতেই মামলা করমু ।
ভাই জানিনা ১ দিন আগে কেন শুরু হয়েছে । সবাই তো শুরু করেছে তাই আমরাও শুরু করেছি । যদিও শবে বরাত বাংলাদেশী সময়ে করেছি । এখানে ইফতার রেডিমেড পাওয়া যায় । তবে দামটা বেশী । আপনি তো ভাই মজাতেই আছেন । আমার এখানে উল্টো নিয়ম । আমি বানাই আর সবাই খাবে । আমি না বানালে তাদের কোন প্রবলেম নাই । তারা খাবে অন্য কিছু ।
৭ - যে প্রাণীর মাংস খাওয়া হালাল তেমন প্রাণীর পশম ও চুল দিয়ে তৈরী পোশাক পরা অবস্থায় নামায পড়লে তা সঠিক হবে । কেননা , তা নাজিস নয় বা না কোন মৃত প্রাণীর শরীরের রুহযুক্ত অংশ বা না হারাম মাংসের অধিকারী কোন পশুর ( তৌযিহুল মাসায়েল , মাসয়ালা নং - ৮২৩ ) ।
আকাশের তারাগুলি বলেছেন : - বাংলাদেশের মাহথির মোহাম্মদ এখন লন্ডনে ব্যরিষ্টারি পড়ছেন বলে শুনেছি । বাংলাদেশ এখন তার অপেক্ষায় ।
একদিন অপরাহ্নে অমল কালেজ হইতে ফিরিলে তাহার পকেটটা কিছু অতিরিক্ত ভরা বলিয়া বোধ হইল । অমল যখন বাড়িতে প্রবেশ করিল তখনই চারু অন্তঃপুরের গবাক্ষ হইতে তাহার পকেটের পূর্ণতার প্রতি লক্ষ করিয়াছিল ।
এদিকে , নৌকার মালিক ও জেলেদের স্বজনরা চর এলাকায় নিখোঁজদের সন্ধানে ভিড় করছেন ।
কচুয়া ( চাঁদপুর ) থেকে সংবাদদাতা চাঁদপুরের কচুয়ায় রহিমানগর বাজারের পাবলিক টয়লেটে ঢুকিয়ে শুক্রবার সন্ধায় হাসান ( ১০ ) নামের এক শিশুকে জবাই করে হত্যার চেষ্টা করে ঘাতক সাহাদাত হোসেন ( ৩৫ ) ও তার স্ত্রী নাজমা ( ১৯ ) , মা খুর্শিদা বেগম ( ৫৫ ) ও শাশুড়ি রহিমা বেগম ( ৫০ ) । এ ঘটনায় স্থানীয় লোকজন তাদের গণপিটুনি দেয় । পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কচুয়া থানা পুলিশকে হিমশিম খেতে হয় ।
শ্যামা মা হইবার কালে বোনের উঠোনে চিৎকার করিয়া ডাকে বৌঠান যতো রুপে ঘুরিয়া বেড়াইবে তুমি ততো রুপে নয় জানো জাহ্নবি প্রধান ।
সাতক্ষীরার ভুমিহীন কৃষক নেতা সাইফুল্লা লস্কর হত্যাকান্ডের পর এক বছর এর বেশী সময় পার হয়ে গেল , কিন্তু বিচারের বানী নিভৃতে কাঁদছে । প্রশাসন / পুলিশ / সরকার কারও কোন মাথা ব্যাথা নেই , শুধু চোখের পানি শুকাচ্ছে না পরিবার ও স্বজনের ।
ঢাকা , বাংলাদেশনিউজ২৪x৭ . কম সেনানিবাসের বাড়ি নিয়ে সাবেক প্রধানমন্ত্রী , বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দায়ের করা আদালত অবমাননা মামলা আদালত খারিজ করে দিয়েছে । বুধবার সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ ১ মিনিট শুনানি শেষে এ রায় দেন । রায়ে বলা হয় খালেদার দায়ের করা মামলায় আইনজীবীরা অংশ না নেয়ায় যথাযথভাবে উত্থাপিত হয়নি মর্মে তাই এ মামলা খারিজ করে দিয়েছে আদালত । এর আগে ৩০ নভেম্বর হরতালের দিন এ মামলার শুনানির জন্য কার্য তালিকায় থাকলেও প্রধান বিচারপতি পরক্ষণে তা বাতিল করেন । সেনানিবাসের বাড়ির বিষয়ে উচ্চ আদালতে নিষ্পত্তি না হওয়ার আগে খালেদা জিয়াকে উচ্ছেদ করা হয়েছে এমন অভিযোগে গত ২৩ নভেম্বর খালেদা জিয়া সরকারের ৩ সচিবসহ ৮ জনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেন । এদিকে আপিল বিভাগের বিচারকদের প্রতি আস্থা না থাকায় আদালতের কার্যতালিকা থেকে লিভ টু আপিল আবেদন প্রত্যাহার করতে গেলে সেটা প্রত্যাহার করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন খালেদা জিয়ার আইনজীবি ব্যারিষ্টার মওদুদ আহমদ । পক্ষান্তরে এটর্নি জেনারেল বলেছেন , খালেদা জিয়ার আইনজীবিরা উপস্থিত না হওয়ায় মামলাটি উত্থাপিত হয়নি বিবেচনা করে আপিল বিভাগ খারিজ করে দিয়েছে । খালেদা জিয়া মামলার বিবাদীরা হচ্ছেন , প্রতিরক্ষা সচিব খন্দকার আসাদুজ্জামান , মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ , স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার , সামরিক ভূ - সম্পত্তি অধিদপ্তরের পরিচালক মর্তুজা আহমেদ , উপ - পরিচালক শফিকুল আহমেদ , মিলিটারি এস্টেট অফিসার এসএম ইমদাদুল হক , সেনানিবাস বোর্ডের চেয়ারম্যান তানবীর হাসান মজুমদার এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ( আইএসপিআর ) পরিচালক শাহীনুল ইসলাম । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / এসএ .
ড . ওমর ফারুক - প্রাকৃতিক আঁশ দিয়ে পণ্য রপ্তানীর বিশাল সুযোগ বাংলাদেশের রয়েছে
নাম : বুক অব ইসলামিক নলেজ লেখক : ইকবাল কবীর মোহন প্রচ্ছদ : মুবাশ্বির মজুমদার প্রকাশ কাল : জানুয়ারী ২০০৭ মূল্য : ২৫০ টাকা প্রকাশনায় : আব্দুল মতিন , ভেনাস প্রকাশনী , ৩৮ বাংলাবাজার , ঢাকা - ১১০০ ফোন : ৭১০০৪৯৬
সন্ধ্যার তারা জ্বলে উঠে আকাশে রাতের শান্ত অন্ধকার গ্রাস করে আমার সবটুকু চিন্তা আমি হয়ে যাই অন্য কোন গ্রহের মান্যু একাকার হয়ে যাই আমার আমিত্বে খুঁজে ফিরি আমার সুখ সে কোথায় জানি না । আমি নিঃসঙ্গ হয়ে পড়ে রই হাত বাড়িয়ে ছুঁতে গিয়ে দেখি আমি নির্জন কোন এক দ্বীপে একা … বন্ধুহীন একটি চাঁদ , মৃদু আলো আর আমার অন্ধকার
জনৈক বাঙালঃ আফসুস হইলো - আমি বাদে আর কেউ মশাল জ্বালাইলো না ।
যোদ্ধাবাজ্ বলেছেন : অসাধারণ হইছে , তবে আমাকে একটু সাহায্য করবেন । আপনি ছবির উপর কিভাবে লিখলেন ?
কিরণ আশ্চর্য হইয়া কহিল , ' তুমি কোথা হইতে পাইলে । '
সরকার সেলিম বলেছেন : এদের প্রতি ঘৃনা জানানোর ভাষা পাইনা । শুধুই এক থালা থু থু . . . . . . তবে রাজাকার ক্যারেকটারে শুধুমাত্র মোওলানাদের রাখাটা আজকাল এক ধরনের রেওয়াজে পরিনত হয়েছে । স্বাধিনাত বিরোধিতা কমিউনিষ্টরাও করেছে কিন্তূ তাদের নিয়ে কোন গল্পরচনা হয় না ক্যান ?
উপকরণ : ডিম সিদ্ধ ৬টা , সরষে বাটা ২ টেবিল চামচ , পেঁয়াজ বাটা ১ কাপ , আদা বাটা আধা চা চামচ , রসুন বাটা আধা চা চামচ , হলুদ গুঁড়া আধা চা চামচ , কাঁচামরিচ ফালি ৫ - ৬টা , পেঁয়াজ বেরেস্তা আধা কাপ , লবণ প্রয়োজনমতো , তেল প্রয়োজনমতো ।
দন্ডপ্রাপ্তরা হলো - সদর উপজেলার উৎকুল গ্রামের ইলিয়াস ঢালী , কররী গ্রামের সাইফুজ্জামান বাবু , মোরেলগঞ্জের সোবাহান , ফকিরহাটের বালিয়াডাঙ্গার চরমপন্থী দলের নেতা সাইদ , সদর উপজেলার নোনাডাঙ্গার চরমপন্থী ফরিদ মোল্লা ও সুগান্ধি গ্রামের তুহিন ।
নওগাঁ , ১২ জুলাই : নওগাঁ জেলার পত্নীতলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১১ এর পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে । মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী বিভাগের কমিশনার মো . আব্দুল মান্নান এই কার্যক্রমের উদ্বোধন করেন । এ অনুষ্ঠানে নওগাঁর জেলা প্রশাসক ড . মোছাম্মৎ নাজমানারা খানুম সভাপতিত্ব করেন । . . . . বিস্তারিত »
১৪৭ বার পঠিত | ৪২ টি মন্তব্য | রেটিং + ১ / - ০ | বাকিটুকু পড়ুন |
অনেক ধন্যবাদ , বহুদিন পর কবিতাটি আরেকবার মনে করিয়ে দেবার জন্য …
বিবৃতিদাতারা হলেন : ক্যাব কেন্দ্রিয় নির্বাহী কমিটি সদস্য এসএম নাজের হোসাইন , ক্যাব চট্টগ্রাম আঞ্চলিক সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী , ক্যাব মহানগরের ভারপ্রাপ্ত জেসসিন সুলতানা পারু , সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু , ক্যাব মহানগর নেতা আবদুল ওয়াহাব চৌধুরী প্রমুখ ।
বিভিন্ন জায়গায় পুলিশ আনসার বাহিনী ছাড়াও বিজিবি সদস্য টহল দিচ্ছে ।
হবিগঞ্জ , ১১ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের দু ' গ্রুপে হামলা পাল্টা হামলার ঘটনায় আজ সোমবার বিকেলে নারীসহ ৬ জন আহত হয়েছে । পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায় , দুপুর ১২টার দিকে চুনারুঘাট পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রুমন গ্রুপ কলেজে নবাগতদের স্বাগত জানিয়ে মিছিলের প্রস্তুতি নেয় । এ সময় তাদের মিছিলে অংশ না নেয়ায় একাদশ শ্রেণীর ছাত্র বেলাল হোসেন ( ১৭ ) কে রুমন গ্রুপের কর্মীরা ছুরিকাঘাত করে । বেলালকে আহতাবস্থায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । এ খবর চুনারুঘাট পৌর এলাকার সর্বত্র ছড়িয়ে পড়ে । বিকেল ৪টায় তৌফিকুল ইসলাম রুমনের নেতৃত্বে কলেজ ছাত্রদলের অপর গ্রুপটি আব্দুল মান্নান গ্রুপের ছাত্রনেতা দ্বাদশ শ্রেণীর ছাত্র শরিফ মিয়া ( ১৮ ) র ওপর হামলা চালায় । এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে মা মিনারা খাতুন ( ৪০ ) কেও হামলাকারীরা মারধর করে । আহত শরিফ ও মিনারা খাতুনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ ঘটনায় দু ' গ্রুপে উত্তেজনা বিরাজ করছে । যে কোন সময় দু ' গ্রুপ আবার সংঘর্ষে লিপ্ত হতে পারে । চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান জানান , ছাত্রদলের দু ' গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে । গুরুতর আহত শরিফ ও মিনারাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / সস / ১৯ . ৫৪ঘ . )
খালাসপ্রাপ্তদের মধ্যে ১৭ জন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন । এছাড়া তিনজন পলাতক ও বাকি তিনজন মারা গেছেন ।
শখ : বাস্কেটবল , লেখালেখি , বাচ্চাদের সাথে খুনসুটি । প্রিয় বই : সং অব সলোমন ( টনি মরিসন ) , মবি ডিক , শেক্সপিয়ারের ট্র্যাজেডি , পার্টি দি ওয়াটার , জিলেড ( রবিনসন ) , সেলফ রিলায়েন্স ( এমারসন ) , বাইবেল , লিংকন ' স কালেক্টেড রাইটিংস ।
পোষ্ট করেছেন : ৩৩ টি মন্তব্য করেছেন : ১৬৯৪ টি ব্লগ লিখছেন ০ বছর ৫ মাস ২২ দিন ব্লগটি দেখা হয়েছে : ৪৭৬৩ বার
লেখক বলেছেন : কারো বিশ্বাস নাই হতে পারে , বিশ্বাবাস করানোর জন্য আসলে লিখছি না । বাস্তবতার মুখোমুখি না হলে অনেক কথাই বিশ্বাস হয় না , হয়তো আমিও বিশ্বাস করতাম না । তবে সাধারণ ঘটণা হলে হয়তো লিখতামও না , অবিশ্বাসযোগ্য বলেই লিখছি . . . . যে পৃথিবীতে কত কি ঘটে যা কেই জানে না । ধন্যবাদ ।
তখন প্রতাপাদিত্য মুক্তিয়ার খাঁ নামক তাঁহার এক পাঠান সেনাপতিকে ডাকিয়া তাহার প্রতি গোপনে কী একটা আদেশ করিলেন । সে সেলাম করিয়া চলিয়া গেল ।
রাত সাড়ে ৮টার দিকে বাড্ডা থানা এলাকার ক্যামব্রিয়ান কলেজের সামনে একটি বাসে অজ্ঞাত ব্যক্তিরা অগ্নিসংযোগ করে । একই সময়ে মিরপুর - ১০ নম্বর গোলচত্বর সংলগ্ন রাস্তায় এবং মিরপুর - ১১ নম্বর বাঙলা স্কুলের সামনে ২টি বাসে অগ্নিসংযোগ করা হয় । রাত পৌনে ৯টার দিকে ফার্মগেট এলাকায় একটি সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগ করা হয়েছে । রাত ৮টায় চানখাঁরপুল এলাকার যক্ষ্মা নিয়ন্ত্রণ হাসপাতালের সামনে একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করা হয় । বিকেল সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা ।
মাহমুদ হাসান বলেছেন : ওয়েলকাম টু বিউটিফুল বাংলাদেশ - দ্য স্কুল অফ নান্টু ঘটক ! !
বগুড়া , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : প্রায় সাড়ে ৬ বছর পর দেশের বহুলালোচিত বগুড়ার কাহালু জোগারপাড়ায় উদ্ধার করা এক ট্রাক গুলি ও বিস্ফোরক মামলার কার্যক্রম সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে । আজ বুধবার বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল - ৪ - এ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে । বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত - ১ - এর বিচারক এবং স্পেশাল ট্রাইব্যুনাল - ৪ - এর দায়িত্বপ্রাপ্ত বিচারক কাজী শাহিনা নিগার আলোচিত এই মামলার সাক্ষী মুসলিম উদ্দিনের আংশিক জবানবন্দি গ্রহণ করেন । আগামী ২৩ আগস্ট একই সাক্ষীর পূর্ণ জবানবন্দি গ্রহণের দিন ধার্য করা হয় । জানা গেছে , ২০০৭ সালে ২ অক্টোবর যৌথবাহিনীর উদ্যোগে বগুড়ার জেলা প্রশাসক আলোচিত এই মামলা পুনরায় তদন্তের জন্য আইন মন্ত্রাণালয়ে আবেদন করেন । পরে আর এ মামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি । এর আগে মামলার আসামি আতিকুর রহমান দুলুর আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ ওই ঘটনায় ৪টি মামলা স্থগিত ঘোষণা করে । জানা গেছে , ২০০৩ সালের ২৭ জুন বিকেলে সিলেট থেকে আনারস বোঝাই একটি ট্রাক ( ঢাকা মেট্রো ট ১১ - ৩৩৬৬ ) নিয়ে বগুড়ার কাহালুর জোগাড়পাড়ায় আসে । ওই দিন সন্ধ্যায় কৃষকলীগ নেতা আফলাতুর রহমান পিন্টুর বাড়িতে নিরাপদ আশ্রয়ের জন্য আনারসের ট্রাকে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ চাইনিজ রাইফেলের গুলি ও বিস্ফোরকদ্রব্য ট্রাক থেকে আনলোড করা হচ্ছিল । ট্রাক থেকে গুলি ও বিস্ফোরক আফলাতুর রহমান পিন্টুর নেতৃত্বে নামানোর সময় স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন ও মোজাম নামের দুই ব্যক্তি দেখে ফেলে । তারা কাহালু থানা দূরে হওয়ায় পার্শ্ববর্তী দুপচাঁচিয়া থানায় খবর দেয় । ইতিমধ্যে এলাকার লোকজন ভারতীয় অবৈধ মালামাল ভেবে গুলি ও বিস্ফোরকের প্যাকেট লুট করে নিয়ে যায় । পরে দুপচাঁচিয়া থানার ওসি জাবিদ হাসান ঘটনাস্থলে আসেন । জানাজানি হয়ে গেলে লুট করে নিয়ে যাওয়া গুলি ও বিস্ফোরকের প্যাকেটগুলো যে যার মতো পুকুর ও ধানের জমিতে ফেলে দেয় । পরে পুলিশ আফলাতুর রহমান পিন্টুর বাড়িসহ এলাকার বিভিন্ন পুকুর , ধানের জমি , বাঁশ ঝাড় থেকে ৯৯ হাজার ৯শ ' ৬৯ রাউন্ড চায়নিজ রাইফেলের গুলি ও ১৭৪ কেজি বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে । ঘটনার পরই আফলাতুর রহমান পিন্টু পালিয়ে যায় । এখনো তিনি নিরুদ্দেশ রয়েছেন । পিন্টু বেঁচে আছে কি না এ খবর পুলিশ ও তার আত্মীয় - স্বজনদের কাছে জানা নেই । তবে এলাকার অনেকের ধারণা , পিন্টু পালিয়ে ভারতে আত্মগোপন করে আছে । উক্ত গুলি ও বিস্ফোরকদ্রব্য উদ্ধারের ঘটনায় কাহালু ও দুপচাঁচিয়া থানায় ৪টি মামলা হয় । কাহালু থানার তৎকালীন ওসি অহেদুল ইসলাম বাদী হয়ে একটি এবং দুপচাঁচিয়া থানার ওসি জাবিদ হাসান বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন । মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে । পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর হয় । সিআইডি ঢাকা জোনের কর্মকর্তা মুন্সি আতিকুর রহমান মামলার তদন্ত কাজ শুরু করেন । তদন্ত শেষে ওই বছরের ১১ সেপ্টেম্বর সিআইডি আদালতে ৪টি মামলার চার্জশিট দাখিল করে । ৪টি মামলায় ৬ জনকে আসামি করা হয় । এরা হলো বগুড়ার কাহালু বীরকেদার ইউনিয়ন কৃষকলীগের তৎকালীন আহ্বায়ক আফলাতুর রহমান পিন্টু , তার স্ত্রী আনোয়ারা খাতুন বীথি , ট্রাকের মালিক হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি ফরেস্ট বস্তির সচীন্দ্র নাথ বর্মার ছেলে আশীষ দেব বর্মা , বগুড়া শহরের ঠনঠনিয়া তেঁতুলতলার এরশাদ আলীর ছেলে বগুড়া জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান দুলু , ট্রাক চালক হবিগঞ্জের বাহুবল উলিপুরের আলালের ছেলে আলতু মিয়া , বগুড়া শহরের মালতীনগরের তোজাম্মেল হোসেনের ছেলে জামায়াত নেতা হারুন - উর রশীদ জালাল । উক্ত মামলায় সাক্ষী করা হয় ৩৮ জনকে । আসামিদের মধ্যে আতিকুর রহমান দুলু হাইকোর্টে কোয়াশমেন্ট আপিল করেন । হাইকোর্ট ডিভিশন বিচারক আব্দুর রশীদ এবং সৈয়দ রিফাদ আহম্মেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০০৫ সালের ২৭ ফেব্রুয়ারি মামলার সব কার্যক্রম স্থগিত করেন । তারপর থেকেই প্রায় সাড়ে ছয় বছর মামলার কার্যক্রম স্থগিত থাকে । আসামি আলতু মিয়ার পক্ষে মানবাধিকার সংস্থা হাইকোর্টে আবেদন করলে হাইকোর্টে রিভিশন নিষ্পত্তি হওয়ায় তিনটি মামলা চালু হয় । অপর একটি মামলা এখনো স্থগিত রয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / সস / ১৭ . ৩৬ঘ . )
রংপুর , ১০ জুলাই : রংপুরে হরতালকারীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ । রোববার ১২টি ইসলামী দলের ডাকা হরতালের প্রথম দিন মিছিল করতে চাইলে পাবলিক লাইব্রেরি মাঠে পুলিশ তাদের বাধা দেয় ।
আখউড়া , ১২ জুলাই : ত্রিপুরারাজ্যের আগরতলায় সকাল - সন্ধ্যা ধর্মঘটে বুধবার আখাউড়া স্থলবন্দরে দিয়ে আমদানী রফতানী বাণিজ্যসহ ভারতের সাথে সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে । এক সংঘর্ষের ঘটনায় রাজ্যের যুবকংগ্রেস জোট ও বামফ্রন্ট রাজ্য কমিটি বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২ ঘণ্টা পাল্টাপাল্টি ধর্মঘট ডাকায় স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে । আখাউড়া স্থলবন্দরের আমদানী - রফতানী কারক এসোসিয়েশন সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান , সোমবার ভারত ত্রিপুরারাজ্যে মেডিকেল কলেজে ছাত্র - ছাত্রী ভর্তি সংক্রান্ত আন্দোলনে পুলিশ ও যুবকংগ্রেস জোটের সংর্ঘষ হয় । এই ধর্মঘটের কারণে . . . বিস্তারিত »
এই এটাকে চেয়ারে বসা ওই ওটাকে হটা সামনে পুলুশ পিছনে জুলুশ তবে না ঘটাপটা
বরিশাল , ১২ জুলাই : বরিশাল জেলার ১০ উপজেলার ৬০ গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই । উপজেলার কোমলমতি শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ।
ঢাকা , ২৭ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন , দেশ থেকে তেল গ্যাস খনিজ সম্পদ রফতানি করা যাবেনা । তেল গ্যাস খনিজ সম্পদ রফতানী নিষিদ্ধের ওপর সংসদে দাখিলকৃত বিল পাসের দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত গোল টেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান । আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত বৈঠকে আলোচক ছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি , প্রফেসর নজরুর ইসলাম , ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস , সাংবাদিক গোলাম মর্তুজা প্রমুখ । রাশেদ খান মেনন বলেন , ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস ঘাটতি থাকা অবস্থায় রফতানির কথা ভাবাই আত্মঘাতী । অস্বচ্ছতা দূর করতে তিনি জাতীয় সংসদে খোলামেলা আলোচনার জন্য সরকারি দলের প্রতি আহ্বান জানান । খনিজ সম্পদ রফতানী নিষিদ্ধ করার লক্ষ্যে জাতীয় সংসদে দাখিলকৃত তার বিলটি পাসের ব্যাপারে সরকারি দলের সহযোগিতা চেয়েছেন তিনি । ( শীর্ষ নিউজ ডটকম / এমএইচ / বিএইচ / এএইচ / ১ : ৩০ ঘ . )
দা ' য়ী ইলাল্লহ দা ' ওয়াত ইলাল্লাহ সাইয়েদ আবুল আ ' লা মওদুদী
ঢাকা , নিউজ বিএনএন ডটকম : পুলিশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী , সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীকে গ্রেপ্তার করেছে । ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয় । রমনা থানা পুলিশ প্রেসক্লাবের সামনে থেকে মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করে । রমনা বিভাগের উপকমিশনার কৃষ্ণপদ রায় এ খবর জানান । রাজধানীর শাহীনবাগের বাসা থেকে বিকেলে পুলিশ দেলাওয়ার হোসেন সাঈদীকে গ্রেপ্তার করে । আর ফরিদপুরে যাওয়ার পথে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে আশুলিয়া থানা পুলিশ মুজাহিদকে গ্রেপ্তার করে । স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক রাতে জানান , জামায়াতের নেতাদের যুদ্ধাপরাধ - সংক্রান্ত মামলাতেও গ্রেপ্তার দেখানো হতে পারে । অন্য একটি সূত্র জানায় , গত ফেব্রুয়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের তাণ্ডবে ছাত্র ফারুক হোসেনকে নৃশংসভাবে হত্যা করা হয় । এই মামলায়ও তাঁদের গ্রেপ্তার দেখানো হতে পারে । এ ছাড়া নিজামী ও মুজাহিদের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি ও নাইকো দুর্নীতি , পল্লবী থানায় মুক্তিযুদ্ধের সময় গণহত্যার অভিযোগে এবং কেরানীগঞ্জ থানাসহ দেশের বিভিন্ন এলাকায় মুক্তিযুদ্ধের সময় হত্যা , নির্যাতন , লুটপাটের অভিযোগে মামলা রয়েছে । তবে সাঈদীকে পিরোজপুরের অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় । এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আজ আদালত মতিউর রহমান নিজামীসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন । আজ মঙ্গলবার মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন । এ মামলার অন্য আসামি হলেন ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান । মামলার আরেক আসামি ঢাকা মহানগর ( দক্ষিণ ) ছাত্রশিবিরের সভাপতি আ স ম ইয়াহিয়া সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন । এর পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে ১০ হাজার টাকার মুচলেকায় জামিন দেন । আমাদের আদালত প্রতিবেদক জানান , এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত । আজ মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন । অন্য তিনজন আসামি হলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ , নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী , ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান । এ মামলার আরেক আসামি ঢাকা মহানগর ( দক্ষিণ ) ছাত্রশিবিরের সভাপতি আ স ম ইয়াহিয়া সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন । এর পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে ১০ হাজার টাকার মুচলেকায় জামিন দেন । গত ২৮ এপ্রিল মামলার আসামিদের হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল । ওই দিন নিজামীসহ অন্য আসামিরা হাজির না হওয়ায় মামলার বাদী বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন । এ পরিপ্রেক্ষিতে আদালত আজ ২৯ জুন আসামিদের হাজির হওয়ার জন্য আবারও সমন জারি করেছিলেন । একই আদালত গত ৩০ মার্চও আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছিলেন । প্রসঙ্গত , গত ১৭ মার্চ সিরাতুন্নবী ( সা . ) উপলক্ষে ছাত্রশিবিরের এক আলোচনা সভায় রফিকুল ইসলাম খান মহানবী ( সা . ) - এর সঙ্গে জামায়াতে ইসলামীর আমির নিজামীকে তুলনা করেন , যা ইসলাম ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছে । এ অভিযোগে ২১ মার্চ মামলা করা হয় । ( বিএনএন / আই কিউ / কে এউচ / ২১ : ৪০
ফাটাফাটি একটা অ্যালবাম হয়েছে । দারুন লেগেছে গান গুলো ।
১০১ বার পঠিত | ৭ টি মন্তব্য | রেটিং + ১ / - ০ | বাকিটুকু পড়ুন |
ব্রাহ্মণবাড়িয়া , ১০ জুলাই : কোনো স্লোগান নয় , জিকির করতে করতে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করলেন হরতালকারীরা । আসেনি পুলিশের বাধাও । সাড়ে ১০টায় রাস্তা ছেড়ে দেন হরতালকারীরা । এরপর থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে ।
ঝিনাইদহ , ৮ জুুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাধ এলাকায় গড়াই নদীতে গতকাল বৃহস্পতিবার বিকেলে ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনায় আজ আরো একটি লাশ উদ্ধার করা হয়েছে । এ নিয়ে মোট ৩টি . . . . বিস্তারিত পড়ুন »
সিলেট , ১৯ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : সিলেটের জৈন্তাপুরে বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাতের জের ধরে এক চাচাতো ভাইয়ের হাতে অপর এক চাচাতো ভাই খুন হয়েছে । তার নাম হোসেন আহমদ ( ২৫ ) । আজ রোববার সকাল ৭টায় উপজেলার আগপৌদ গ্রামে এ ঘটনা ঘটে । সে গ্রামের আবদুল খালিকের ছেলে । হোসেনের বাবা আবদুল খালিক জানান , তার মেয়ে জামাইকে সৌদিআরব পাঠানোর কথা বলে প্রায় এক বছর আগে তার ভাই আবদুল জলিল মোটা অঙ্কের টাকা নেন । দীর্ঘ দিন অতিবাহিত হলেও ভিসার ব্যবস্থা করতে না পারায় টাকার জন্য চাপ দিলে সম্পর্কে তিক্ততা দেখা দেয় । এ নিয়ে রোববার সকাল ৭টায় হোসেন আহমদ ও জলিলের ছেলে বাহারের মধ্যে কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে বাহার ধারালো অস্ত্র দিয়ে হোসেন আহমদের বুকের বামপাশে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায় । জৈন্তাপুর থানার উপ - পরিদর্শক মোবারক হোসেন জানান , খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে । এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে । পুলিশ আসামি গ্রেফতারে তৎপর রয়েছে বলে জানান তিনি । ( শীর্ষ নিউজ ডটকম / এএস / এইউ / আরআর / ১৮ . ৫৭ ঘ . )
স্বচ্চতা রেখে কাজ করুন । আপনার পাশে অনেক ভালো ফোরামিক থাকবে ।
দাদা দুঃখিত । আমি ব্লগটার কথা ভুলে গিয়েছিলাম । আমি এটা নিয়মিত আপডেট করি না অনেকদিন । এখন চিন্তা করতেছি ব্লগটা আবার নিয়মিত আপডেট করবো । ব্লগ আপডেট করলে আপনার লিংক যোগ হয়ে যাবে । দাদা বেশ কিছু সমস্যায় আছি । আমার জন্য দোয়া করিয়েন ।
By মোঃ মনির হোসেন Barisal দেখা হয়েছে : ০ বার শিক্ষা
লালমনিরহাট জেলা বাস ও মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শ্রমিকদের উপেক্ষা করে কোনো মালিক বাস চালানোর চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেয়ারও ঘোষণা দিয়েছেন ।
উল্লেখ্য , যাত্রীবাহী দোতলা জাহাজটি ২০০ লোক নিয়ে তাতারস্থানের শিকোভ গ্রামের দিকে যাওযার সময় দুর্ঘটনা ঘটে ।
মাটিল্ডা ঘুরে তার মাকে জিজ্ঞেস করলো , " মা , আমি খাবার ঘরের টেবিলে বসে রাতের খাবারটা খেলে তুমি কি রাগ করবে ? তাহলে আমি আমার বইটাও পড়তে পারবো । " বাবা সংগে সংগে ঘাড়টা ঘুরিয়ে তীক্ষ্ণ গলায় বলে উঠলেন , " আমি রাগ করবো ! রাতের খাবার খাওয়াটা হলো একটা পারিবারিক বৈঠকের মতো । আর সবার খাওয়া শেষ হবার আগে কেউ টেবিল ছেড়ে উঠে যেতে পারবে না ! "
থর থর করে কাঁপো পাথর । পাহারায় আছে ছাই । উড়ে যাবে ঘামে ভরে আছে দেহ । দাহ জল মসৃন । পাতানো খেলার অভাব
রংপুর , ১১ জুলাই : রংপুরের বদরগঞ্জ উপজেলার নাওপাড়া কাশিগঞ্জ গ্রামে একুশে টেলিভিশনের অপরাধ বিষয়ক বুলেটিন একুশের চোখের টিমকে অবরুদ্ধ করে রেখেছে জনতা । সোমবার দুপুরে ঘটনা ঘটে । এসময় জনতার পিটুনিতে একুশে টেলিভিশেনের স্টাফ রিপোর্টার . . . . বিস্তারিত »
@ দত্ত : নাহ ওই টপিকে যাওয়ার কি দরকার ? এখানে বললে সমস্যা কি ?
পোস্ট করা হয়েছে : বৃহঃ জুলাই ০৭ , ২০১১ ১ : ০৩ অপরাহ্ন
এইডা আগে কইলেই পারতেন , এতো কষ্ট করে রোজার মধ্যে মাথাটা নষ্ট করতে যেতাম না , এত কাহিনী না করে এক্সেল পাসওয়ার্ড রিকভারীর সাহায্য নেন । ( অবশ্য সফটওয়ারটা কিনতে টাকা লাগবে )
@ নূরুল হুদা , বেশুন্দর পোস্ট আবার কোন দেশী পোস্ট ভাই ?
অতিতের ছবি আঁকা হয়ে গেলে , তারে দেখি এই চোখ দুটি মেলে । ( ২ )
ওয়াসিম বলেছেন : আগন্তুক বলেছেন : আসলেই দিনকে দিন ঢাকার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে
' এক ব্যক্তি তার পিতা - মাতাকে ক্রন্দনরত অবস্থায় রেখে হিজরতের উদ্দেশ্যে বাইয়াত করার জন্য নবী করিম ( স . ) - এর নিকট এসে পৌঁছলেন । রসূল ( স . ) বললেন , ফিরে যাও তোমার পিতা - মাতার কাছে এবং তাদেরকে খুশি করে এসো যেমনভাবে তাদেরকে কাঁদিয়ে এসেছো । ( আদাবুল মুফরাদ ) ।
রাজশাহী , ২৫ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে ইনটেনসিভ কেয়ার ইউনিট ( আইসিইউ ) । আগামী জুলাই মাসে তা চালু করতে ইতিমধ্যে সব ধরনের কাজ শেষের দিকে । প্রাথমিকভাবে এটি ৪টি বেড . . . . বিস্তারিত পড়ুন »
বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে কক্সবাজারের মহেশখালীর ৬ ইউপির নির্বাচন সম্পন্ন : আহত ২০
হা হা বাংলা দেখা যায় ভাঙ্গা ভাঙ্গা । কারন্তা বা ব্য্যপারটে বুঝতেছি না . . .
স্থানীয় সূত্র জানায় , শুক্রবার রাত ১০টার দিকে কয়েকজন পাথর শ্রমিক ভোলাগঞ্জ কোয়ারির জিরো লাইন এলাকায় পাথর উত্তোলন করতে যান । জিরো লাইন এলাকায় পাথর সংগ্রহকালে ভারতীয় সীমান্তরক্ষীরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে । এতে পাথর শ্রমিক আশরাফুল ও ইলাশ মিয়া আহত হন । গুরুতর অবস্থায় বিজিবি তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে আসে । ওসমানী হাসপাতালে আনার পথে মারা যায় আশরাফুল । তিনি স্থানীয় বাঘারপার গ্রামের মুক্তিযোদ্ধা আহাদ আলীর পুত্র । আর গুরুতর অবস্থায় ইলাশ মিয়াকে ওসমানী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে । ইলাশ স্থানীয় পাড়ুয়া গ্রামের মৃত আফতাব আলীর পুত্র ।
ইদানিং তুমি আমাকে ঘরের গল্প শোনাও , তোমার একটা সংসার আছে , একজন বর - তোমার মাসীহা , আহা , ঘরের গল্প শুনতে , কিংবা ঘরে ফিরে যেতে , কার মন না চায় বলো ? কতদিন আমার ঘরে ফেরা হয় না ? ? কিন্তু তুমি তো জানো , আমারও একটা ঘর ছিলো , বাহির থেকে দরজা খুলতে খুলতে আমি কখনো ক্লান্ত হইনি , তারপরও , পাংখা হাতে দাওয়ায় বসে কেউ একজন ছিলো , পান্তাভাতে আরেকটা কাঁচালংকা লাগবে কি না , তা জানতে চাওয়ার লোক আমারও কি ছিল না একজন ? ? কিন্তু কেউ একজন আমাকে ডাকবে বলেই , আমি কি তোমাকে ডাকা বন্ধ করতে পারি ? তুমি হাসো , " পাগল ! এর কি কোন মানে হয় ? "
এই ব্লগের উদ্দেশ্য হলো , আমার যখন যা মনে হবে , তা লিখে রাখা । এইগুলো মোটেই কোন কাজের কিছু না , আমি নিজেরও কাজে লাগে না , কিন্তু মজা লাগে । এইখানে প্রচুর বানান ভুল থাকবে , বানান ভুল দেখলে ধরিয়ে দিতে পারো , আর বানান ভুল সর্বস্ব লেখা পড়তে বিরক্ত লাগলে পড়ার দরকার নেই ।
ফাহিম আহমদ বলেছেন : ধন্যবাদ মোশারফ ভাই সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য , , ,
তালিকানুযায়ী যেসব জায়গায় প্রাথমিক বিদ্যালয় নেই সেগুলো হলো - বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ২৪ নং ওয়ার্ডের রুপাতলীর ধানগবেষণা রোড বা জিয়ানগর , সদর উপজেলার ১০ ইউনিয়নের চারটি গ্রামের মধ্যে চর সিংহের কাঠী , ইছাগুড়া , বামনি কাঠী , ডেফুলিয়া , হিজলা উপজেলার খাগেরচর , চরজানপুর , বড়লক্ষিপুর , টুমলক্ষিপুর , আশুলি , আবুপুর , শংকরপাশা , খৈইলা , চরমান্দ্রা , ছোটলক্ষিপুর , ঘোষেরচর , আবদা , চর হিজলা ও কাউরিয়া ।
আজি হতে বছর খানেক আগে সে কথা ভারিয়া মনের মাঝে
আমরা আসলে মগের মুল্লুক এ বাস করি । আমার এই ছাড়া আর কিছু বলার নাই / ভাষা নাই
মেলার শেষ দিনে আলোচনা সভায় বিভিন্ন বক্তার বক্তব্যে কৃষিতে সেচ ব্যবস্থা ও পানি ব্যবহারের নিয়ম - পদ্ধতির কথা গুরুত্বের সাথে উঠে আসে । সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল নির্বাচনী এলাকা - ৬ এর মাননীয় সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন । তিনি বলেন , সেচ কাজে মাটির উপরিভাগের পানি ব্যবহার করতে হবে । সরকারও আইন করতে যাচ্ছে এ ব্যাপারে ।
সিঙ্গাপুরে নানা আয়োজন সিঙ্গাপুর আর্ট মিউজিয়ামের আয়োজনে সিঙ্গাপুরে চলছে ' সিঙ্গাপুর বাইয়েনিয়াল ' । ১৩ মার্চ শুরু হয়ে এ উৎসব চলবে ১৫ মে পর্যন্ত । পর্যটকদের আকৃষ্ট করতে এ উপলক্ষে এখানে চলছে নানা রকম প্রতিযোগিতা ও শিল্প প্রদর্শনী । সিঙ্গাপুরের মারলিয়ন হোটেলে চলছে ' আমি যদি মারলিয়নে থাকতে পারতাম ' শীর্ষক প্রতিযোগিতা । এ উৎসবে আসা যে কেউ এতে অংশ নিয়ে জিতে নিতে পারেন এই হোটেলে থাকার সুযোগ । এ ছাড়া এখানে চলছে অগ্রিম বুকিং দেওয়ার সুবিধা এবং বিশেষ ছাড় । এ নিয়ে আরও জানতে ফোন করুন : ০১৭২৯০৯০৯৮৮ ।
দেওয়ান আজাদ রহমান কার্যকরী সদস্য শিক্ষক গবর্ণমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল , ঢাকা
যেখানে আমাদের দেশের সরকারী কর্মকর্তা / কর্মচারী থেকে শুরু করে অজয়গাঁ পাড়ার ৯৫ % সাধারন মানুষও কোন না কোনভাবে দুর্নীতির সাথে প্রত্যক্ষ / পরোক্ষভাবে জড়িত , সেখানে মাহাথির / লী কোয়া নিও এসেও কোন লাভ হবেনা । এখানে শুধু রাজনৈতিক নেতাদেরকে দোষারোপ করলেই হবেনা । . . … … . . 1 . শিক্ষকরা ক্লাশে ঠিকমত পাঠদান না করে , কোচিং / প্রাইভেট নিয়ে ব্যস্ত । যে ছাএ তার কাছে প্রাইভেট পড়বেনা , পরীক্ষার খাতায় তার নাম্বার কম । এটা কি দূর্নীতি নয় ? 2 . সরকারী হাসপাতালের ডাক্তাররা হাসপাতালের ডিউটি ফাঁকি দিয়ে , নিজস্ব কোন মানুষের মাধ্যমে ক্লিনিক বসিয়ে সমাজ সেবার বড় বড় সাইন বোর্ড লাগিয়ে লাখ লাখ টাকা সরকারের কছ থেকে ঋন নিয়ে ক্লিনিক ব্যবসায় ব্যস্ত । এটা কি দূর্নীতি নয় ? 3 . সরকারী অফিসাররা অফিসের ফাইল মাসের পর মাস বছরের পর বছর আটকিয়ে রেখে জনগনের কাছ থেকে মোটা অংকের ডোনেশন নিয়ে ( উনাদের ভাষায় এটা ডোনেশন , কারন ঘুষ বললে শুনতে খারাপ লাগে ) তারপর ফাইলের ক্লিয়ারেন্স দেওয়া । এটা কি দূর্নীতি নয় ? 4 . দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ থেকে ডিগ্রি নিয়ে চাকুরীর জন্য দরখাস্ত করার আগে জানতে মূলত চাকুরীটা কার হাতে এবং কতটাকা উনাকে ডোনেশন দিতে হবে । এটা কি দূর্নীতি নয় ? 5 . আর থানা , পুলিশ , আদালতপাড়ার কথা নয় নাই বললাম । কারন উনারাতো অনেক আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছেন ।
সাতক্ষীরা , ১২ জুলাই : জলন্ত সিগারেট ও গরম খুন্তির সেঁকা দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়েছে ১১ বছর বয়সী গৃহপরিচারিকা তাসলিমা খাতুনের ওপর । লোমহর্ষক এই বর্বর নির্যাতনের ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা শহরের কাটিয়া . . . বিস্তারিত »
আমায় ডাকিসনারে আমার জ্বালা ভরা বুক রথের অই মাঝখানটায় কী - না জানি সুখ বইনরে আমার তুলির মাথায় অবাক করা পুশকুনি পারলে কিছু সস্থা হলুদ আমার লাগিও আনিস কিনি
মো . নজরুল ইসলাম , ময়মনসিংহ : ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার উপর দিয়ে সোমবার সন্ধ্যায় বয়ে যাওয়া বছরের প্রথম কাল বৈশাখী ঘূর্ণিঝড়ে ২ জন নিহত ও ৪০ জন আহত হয় । তিন শতাধিক পরিবার গৃহহারা হয়েছে । তাদের আশ্রয়ের জায়গা নেই ।
বৈশাখ মাসে পান্তার সাথে ইলিশ কেন যুক্ত হলো ? ইলিশের ঋতু শীতকাল । কিন্তু এই গরমকালে ইলিশ দুর্লভ সময়ে পান্তা ভাতের সাথে দুর্মূল্যের ইলিশ যোগ করার অকাজটা যে করেছে সে ঐতিহ্যের বারোটাই বাজিয়েছে ।
দুটি পা ' গেছে মলয় ও হিমালয় হিমের ভেতর দেখ অমার তালু দেখ কতো উষ্ণ !
এখন প্রশ্ন হচ্ছে , মোবাইল নাম্বারটা আপনার নাকি আপনার মামার ?
সাপ্তাহিক ২০০০ | সাক্ষাৎকার , সারাদেশ | বৃহস্পতিবার 13 জানুয়ারি 2011 5 : 37 অপরাহ্ন ৩০ পৌষ ১৪১৭
সারাদিন বিছানায় , মাথায় অসহ্য যন্ত্রনা , ভদ্র ভাষায় মাইগ্রেন পেইন । দামী ডাক্তারের দেয়া ফ্রি প্রেশক্রিপসনের আনন্দ মুহূর্তে উরে গেছে দামী ঔষুধের কারনে । আগে ঔষুধ কাজ করতো এখন তাও করে না মনে হয় হার মেনে গেছে । ক্লাশ , এসাইনমেন্ট , কাজ আরো অনেক ঝামেলার ভীড়ে মাথা ব্যাথা অনেকদিন আসার সুযোগ পায় নাই তবে আজকে তার শক্তির কাছে হেরে গেছি ।
( ৪ ) অন্যান্য মানুষের থেকে উনাদের আমলের প্রতিদান দ্বিগুণ - বহুগুণে প্রদান করা হবে ।
নমস্কার । কেমন আছেন ? আমি আপনার এই ব্লগ দেখে খুবই খুশি এবং অনুপ্রেরিত হয়েছি । আমারও একটা বাংলা ব্লগ আছে । এই ব্লগ design নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল । আপনি কি সাহায্য করতে পারবেন ? আমার এই কটি প্রশ্নঃ ১ / আমি বাংলায় সময় এবং তারিখ কিভাবে লিখবো ? আপনার ব্লগে যেমনভাবে আসছে , আমিও তাই করতে চাই । ২ / চিরলিঙ্ক , খুঁজুন , আমার সম্পর্কে - এই সব কিভাবে বাংলায় করবো ? ৩ / সংগ্রহশালা তে সব মাসের নাম কিভাবে বাংলায় হলো ? দয়া করে আমায় পথ দেখান . . .
সাজাপ্রাপ্তরা হলো - নীলফামারীর দিগলডাঙ্গী গ্রামের মো . আসাদুজ্জামান , টাঙ্গাইলের সাবালিয়া গ্রামের সোলায়মান হোসেন ও নেত্রকোনার আটপাড়া উপজেলার লুনেশ্বর গ্রামের জহিরুল হক চৌধুরী । আজ শুক্রবার জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় । পরীক্ষা চলাকালে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পূর্বধল্লা উপজেলার বনপাড়া গ্রামের মো . সাহেদ আলীর পুত্র হাকিম মিয়ার পরীক্ষা তার পরিবর্তে সোলায়মান হোসেন , কেন্দুয়ার মাসকা গ্রামের হাবিবুর রহমানের পুত্র মো . আলমগীর কবীরের পরিবর্তে মো . আসাদুজ্জামান এবং নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ চকপাড়া গ্রামের মৃত ফজলুল হকের পুত্র রেজাউল হকের পরিবর্তে জহিরুল হক চৌধুরী পরীক্ষায় অংশ নেয় । পরীক্ষা চলাকালে দুপুর দেড়টার দিকে হল পরিদর্শকদের হাতে ধরা পড়ে ওই ৩ যুবক । পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক নির্বাহি ম্যাজিস্ট্রেট মীর মো . মাহবুবুর রহমান ও মো . নাছির উল্লাহ খান পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ ( ৩ ) খ ধারায় উপরোক্ত রায় প্রদান করে তাদের কারাগারে পাঠিয়ে দেন । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এমএল / রাজ / ১৫ . ৪৮ ঘ . )
গাজীপুর , ২২ জুন : গাজীপুরে বাস চাপায় ফাতেমা বেগম ( ২৩ ) নামে এক পোশাক শ্রমিকের মৃতু ঘটেছে । একে কেন্দ্র করে ঢাকা - ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করা হয় । মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে । দুর্ঘটনায় আহত ফাতেমার স্বামী আজিজুল হক ( ২৮ ) , ও সহকর্মী জহুরা ( ২৪ ) এবং নমিতা ( ২৫ ) কে গুরুতর অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয় । হতাহতরা স্থানীয় বেরাইদের চালা এলাকার ডেনিম্যাক লিমিটেড নামের পোশাক কারখানা শ্রমিক । শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) নাজমুল হক ভূঁইয়া জানান , " কাজ শেষে মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে বেরাইদেরচালা এলাকায় ওই চারশ্রমিক বাড়ি ফিরছিলেন । এ সময় ঢাকা থেকে নেত্রকোনাগামী সৌখিন পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের চাপা দিলে ঘটনা ঘটে । খবর পেয়ে ওই কারখানার সহস্রাধিক শ্রমিক জড়ো হয়ে নিহতের এককালীন আর্থিক সহায়তা ও আহতদের চিকিৎসার দাবিতে ঢাকা - ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে নির্বিচারে গাড়ি ভাংচুর করে । ওইসময় আহত হন অর্ধশতাধিক যাত্রী । মহাসড়কের উভয় পাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় ও রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় । পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । রাত সাড়ে ১০টায় সড়কে যানবাহন চলাচল শুরু হয় । " বার্তা২৪ ডটনেট / আজা
এক বালতি গরম পানি ও আমি । > > সুর্য্য
মানশা মানশার পরিচালক ও ডিজাইনার ফারহানা তাহের জানালেন , হ্যান্ডলুম কাপড়ে সুতার কাজ , হ্যান্ড এমব্রয়ডারি কারচুপি , কাজের বাহারি , অ্যান্ডি সুতি , সুতি সিল্ক কাপড়ের সব পাঞ্জাবি পাওয়া যাবে মানশায় ।
মাজহারুল ইসলাম লিটন , ডিমলা ( নীলফামারী ) : অবাধ সুষ্ঠু শান্তিপুর্ন নির্বাচন ও কালো টাকা মুক্ত নির্বাচন অনুষ্ঠানে আমরা ঐক্য বদ্ধ এক সাথে করবো ভোট , এলাকার উন্নয়নে আমরা এক সাথে হয়েছি জোট । এমন বিভিন্ন শ্লোগানে প্রতিদ্বন্দি সাধারন সদস্য প্রার্থীরা পৃথক কোন পোষ্টার নয় একই পোষ্টারে তারা তাদের প্রতীক ও ছবি ছাপিয়ে প্রচারের মাধমে ভোটারদের কাছে ভোট চাইছেন ।
চলছে স্বাধীনতার মাস মার্চ । এ মাসেই শুরু হয়েছিল স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধ । ত্রিশ লাখ বাঙালির আত্মত্যাগ ও সম্ভ্রমের বিনিময়ে এই লাল - সবুজের বাংলাদেশ । তাই স্বাধীনতার আলোয় আজ মুক্ত আকাশে ডানা মেলে ওড়ে চিল আর শিশুদের মুখে নির্মল হাসি । তুরাগপাড় ও গাবতলী থেকে ছবি দুটি তুলেছেন রণদীপম বসু
রাজধানীর উত্তরায় হিযবুত তাহ্রীরের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী , সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রিমান্ডের ক্ষেত্রে হাইকোর্টের দেওয়া নির্দেশনা স্থগিত হয়নি । হাইকোর্টের নির্দেশনা - সংক্রান্ত আদেশ স্থগিত চেয়ে সরকারপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা কোনো আদেশ দেননি । ফলে হাইকোর্টের নির্দেশনা বহাল রয়েছে বলে সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছেন । জানা যায় , উত্তরা থানার এ মামলায় রিমান্ড বাতিল চেয়ে জামায়াতের ওই তিন নেতার করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ জুলাই হাইকোর্ট …
এব্যাপারে হাতিয়া থানার কোস্টগার্ডের স্টেশন কমান্ডা মো . রশিদের সাথে আলাপ করলে তিনি বলেন , ' ইসলাম চর সংলগ্ন নৌকা ও ট্রলারসহ শুধু ৪০ জন জেলে অপহরণের কথা শুনেছি । অপহৃতদের কেউকেউ মুক্তিপেয়েছেন । আমাদের টহল জোরদার রয়েছে । ' আপারেশন উদ্ধার ' নামে একটি অভিযান অব্যাহত আছে । '
হা হা হা হা . . . ভাই রে এই গানটা Zain Bhikha - র পপুলার একটা গান । একটু খেয়াল করলে দেখবেন Peace TV আর মাঝে মাঝে বাংলাদেশের ইসলামিক টিভিতেও এই গানটার মিউসিক ভিডিও দেখানো হয় । বুঝলাম না , মাইকেল জ্যাকসন ইসলাম গ্রহণ করেছে দেখে তাকে ইসলামিক গানও গাইতে হবে এমন দিব্যি দিচ্ছে কে ? এইটা মাইকেল জ্যাকসনের গান নামে চালিয়ে দেবার চেষ্টা যেই করে থাকুক কাজটা ভাল করে নাই । ধর্মীয় আবেগ নিয়ে মিছা কথা বলার দরকারটা কি ?
শ্রীপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা . একে এম আতাউর রহমান জানান , উপজেলার উপজেলার বর্মী ইউনিয়নের পাইতাল বাড়ি এলাকার জহিরুল ইসলামের মালিকানাধিন হোমায়রা পোল্ট্রি খামারে ৩২ হাজার ১৮৬টি মুরগি ছিল । ১৯ মার্চ থেকে খামারে ব্যাপক হারে মুরগি মারা যাচ্ছিল । পরদিন ওই খামারের ৫টি মুরগী নমুনা হিসেবে পরীক্ষার জন্য গাজীপুর জেলা প্রাণি সম্পদ অফিসের হাসপাতালে পাঠানো হয় । পরে ওই নমুনা চূড়ান্ত পরীক্ষার জন্য ঢাকা কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হয় । চূড়ান্ত পরীক্ষার ফলাফলে বার্ড ফুর অস্তিত্ব পাওয়ায় নিধন কার্যক্রম চালানো হয় । এ সময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমিন উদ্দিন , শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রী দেবাশিষ নাগ , শ্রীপুর থানার ওসি নাজমুল হকসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা
ফোট্টি নাইন ধান্দা কি , তা জিজ্ঞেশ করতেই দর্শক আপা যেই অঙ্গ ভঙ্গি করলেন , তা আপনাদের আজকে না বলি । তিনি তাহার শরীর একটি অংশ ধরে কিছুক্ষণ মোচড়া মুচড়ি ও বিবিধ আরো কিছু বিষয় দেখালেন যা এখানে কোনোভাবেই বলতে পারব না ।
ওইটার একটা ছোট্ট কাহিনি আছে . . . পোষ্টামু । ।
আপনার প্রদত্ত প্রথম ছবির ক্যাপশনের ভাষা কিছুটা মডারেশনের আওতায় আনা হলো
আমী এখঠা নথুন দরনের ভানান ফদ্ধথি ছালু খরথে ছাই । ছিন্থা খরে ধেকলাম , শভাই শভ দরনের ফোশ্ট ধেয় . . . আমার অথ গেন নাই । থাই নথুন এই বাশার মাদ্যমে লেকথে ছাই . . . বুল থ্রুঠি হইলে নিজ ঘুনে ক্ষমা খরে ধিভেন । আমি লেকতে ছাই , ভঢ় দরনের লেকখ হইতে আষা রাকি । নথুন এই বাশাঠা একভার ছালু খরথে ফারলে আমারে আর ফায় খে ? ?
মিনিট বিশেক পর নেমে যাবি তুই তিনস্টপ পর নাড়াবে হাত কৃষ্ণাঙ্গিনী আমি ঠিক পরের স্টপে পায়ের শব্দগুনি এভাবে প্রতিদিন কাজের রাস্তা মাড়াই
ওয়ানডে বাংলাদেশ এ সংস্থার কর্ণধার আসাদুজ্জামান জানালেন তাঁদের ভ্রমণ প্যাকেজ বিষয়েঃ ঢাকা - শ্রীমঙ্গল - ঢাকা , এক দিন ১০০০ টাকা । ঢাকা - মাধবকুণ্ড - ঢাকা , এক দিন ১২০০ টাকা । আগামী ২৪ , ২৫ ও ২৬ ডিসেম্বর ঢাকা - কেওকারাডং - ঢাকা , ৪০০০ টাকা । সুন্দরবন পাঁচ রাত তিন দিন ৬০০০ ঢাকা । ফোনঃ ০১১৯৬০৯০৭৭৭ , ০১৭১৪২৭২৮৭৬ ।
এহেরে ভব তুমি খালি হাতে আইলা কেন , একবার মোগলাই খাওয়াইয়া কি মনে করছো যে আর কিছুই খাওয়াইতে হবেনা ।
বিশ্বকাপ ফুটবলে নামী ও শক্তিশালী দল গুলো অপর দল দলগুলোর প্রতি জোর ও ফাউল করছে বেশী । রেফারী তোলনামূলক কম ফাউল ধরছে ।
যাহা শুভ্র তাহাই সানী . . . আর বোতলের নিচে এইটাই যে মনে রাখছেন ওইটাই বেশি . . .
উজানটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন । তারা হলেন : এটিএম শহিদুল ইসলাম , আনোয়ার হোছাইন ( এম জারুল ) , আক্তার কামাল চৌধুরী ( ওয়াইশ্যা মিয়া ) , আজিজুল হক , তফাজ্জল করিম , জফির হোছাইন , পারভীন আক্তার , এম নাজেম উদ্দিন চৌধুরী । এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদের জন্য ১৬ জন , সাধারণ সদস্য পদের জন্য ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন ।
গাইবান্ধা , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়াহাটের গালা মাল ব্যবসায়ী মধুসূধন সাহাকে মারপিটের ঘটনায় ঢাকা - রংপুর মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় জনগণ এবং ব্যবসায়ীরা । আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে । জানা গেছে , বিকেল ৪টার দিকে একদল সন্ত্রাসী মধুসূধনের বাড়িতে হামলা চালায় এবং তাকে মারপিট করে । সন্ত্রাসীরা এর আগেও তাকে একাধিকবার মারপিট করে । এসব ঘটনা পুলিশের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি । এরই ধারাবাহিকতায় সন্ত্রাসীরা আজো তাকে মারধর করে । এ ঘটনার প্রতিবাদে বিকেল সাড়ে ৫টা থেকে স্থানীয় জনগণ এবং ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ করে রেখেছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল । রাস্তার উভয় পাশে শত শত যানবহন আটকা পড়েছে । গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস সড়ক অবরোধের কথা স্বীকার করেন । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এম / সস / ১৮ . ৩৮ঘ . )
বেশ ভালো লাগলো , এগিয়ে যান সোনালী আগামীর পথে , শুভ কামনা রইলো .
কয়েক মুহূর্ত আমরা চুপ করে থাকতাম । তারপর অবধারিত ভাবে কেউ কপট বিদ্রূপে চিৎকার করে উঠত - ' ও হো হো - । ' কপট বিলাপে একজন আর একজনকে জড়িয়ে ধরত - ' ওরে দাদারে ! '
কবি নয়ানচাঁদ ঘোষ রচিত " চন্দ্রাবতী " পালা ৭ । ফুল - তোলা ( স্তবক ১ ) ৮ । প্রেমলিপি ( স্তবক ২ ) ৯ । দুঃসংবাদ ( স্তবক ১০ ) ১০ । চন্দ্রার অবস্থা ( স্তবক ১১ )
নিহতের পরিবার ও নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ জানান , আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী রফিক আহমদ রোববার রাত সাড়ে ১০টায় নির্বাচনে পরাজিত হওয়ার খবর পান । এতে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে সমর্থন না দেয়ায় বৃদ্ধ চাচা মাওলানা শামসুল হুদা হেলালীর বাড়ি - ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালান ।
জন হেনরীর চির প্রিয় সঙ্গিনী নাম তার মেরি ম্যাক ডেলিন সুরঙ্গের কাছে যেত কান পেতে শুনত হেনরীর হাতুড়ির বিন হো হো হো হো - হেনরীর হাতুড়ির বিন । ।
আর মাত্র একটা দিন । তারপরই বর্তমান পৃথিবীর সব চেয়ে রোমাঞ্ছকর ফুটবল যুদ্ধ । পৃথিবীর সেরা দুই ফুটবলার , সেরা দুই টীম এবং সেরা দুই কোচের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই । আমি বার্সেলোনার সমর্থক । আশাকরি আবারো বার্সেলনাই জিতবে । ব্লগীয় ভাইয়া আপুরা , আপনারা কি ভাবছেন ?
ময়মনসিংহের তারাকান্দা থানার রামপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও স্থানীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন দুলাল ( ৪০ ) হত্যা মামলার আসামি ধরতে বিলম্ব হওয়ার প্রতিবাদে তার বিক্ষুব্ধ সমর্থকরা মামলার ১১ আসামির বাড়িতে অগ্নিসংযোগ , ভাঙচুর ও লুটপাট করেছে । গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে । এরপর গতকাল বুধবার দিনভর দুলালের সমর্থকরা আসামিদের ধরতে ঘটনাস্থল তারাটি গ্রামে বিক্ষোভ করে । পরিস্থিতি সামাল দিতে র্যাব - পুলিশের টহল বাড়ানো হয়েছে ওই গ্রামে । গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টায় ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া ও পুলিশ সুপার খোন্দকার গোলাম ফারুক । তারা এ হত্যাকা - ে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন এলাকাবাসীকে । এদিকে , এ ঘটনায় দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহাম্মদকে ময়মনসিংহ পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে । তারাকান্দা থানা সূত্র জানায় , গত ১৬ জুন রাত সাড়ে ৮টায় তারাকান্দার কাশিগঞ্জ বাজার থেকে তারাটি নিজ গ্রামে ফেরার পথে সন্ত্রাসীরা রিয়াজ উদ্দিন দুলালকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে । পরে সংকটাপন্ন অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসাধীন রিয়াজ গত মঙ্গলবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান । স্থানীয় সূত্র জানায় , নিহত ও পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন দুলালের লোকজন বিএনপি সমর্থিত পরাজিত অপর প্রার্থী নাজিরুল হক তালুকদার ও তার সমর্থক মুক্তিযোদ্ধা আজিজ , আবদুর রশিদ তালুকদার , আবদুল লতিফ , হেকিম তালুকদার , জবেদ আলী তালুকদার , নুরুদ্দিন , আলিম উদ্দিন , আর্মি নুরুল আমিন , আকবর তালুকদার , আমজত তালুকদার , মোফাজ্জল তালুকদার , সেলিম তালুকদার , আবদুর রশিদ , শামছুদ্দিন ও আবুল কাসেম তালুকদারের বাড়িতে গত মঙ্গলবার গভীর রাতে ব্যাপক ভাঙচুর , লুটপাট ও অগ্নিসংযোগ করে । এদের মধ্যে ১১ জন হত্যা মামলার আসামি । খবর পেয়ে রাতেই ময়মনসিংহ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার পথে হামলাকারীদের প্রতিরোধের মুখে ফেরত যেতে বাধ্য হয় । সূত্র জানায় , অগ্নিসংযোগের সময় ওইসব বাড়িতে কেউ ছিলেন না । মামলা দায়েরের পর থেকেই আসামি ও তাদের পরিবার এলাকা ছেড়ে আত্মগোপন করেন । নিহতের ছোটভাই মোফাজ্জল হোসেন অভিযোগ করেন , বিএনপি প্রার্থী নাজিরুল হক তালুকদারের লোকজন পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে । এ ঘটনায় রামপুর ইউনিয়নের তারাটী গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে । আতঙ্কে গ্রামের নারী - পুরুষ অন্যত্র আশ্রয় নিয়েছে । এদিকে , ইউনিয়নের হাজার হাজার লোক নিহত চেয়ারম্যান প্রার্থীর লাশ ও ভস্মীভূত বাড়িঘর দেখার জন্য ওই এলাকায় ভিড় করেন । গতকাল বুধবার দুপুরে নিহত দুলালের লাশ জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয় । ময়মনসিংহের জেলা প্রশাসক মো . লোকমান হোসেন মিয়া বলেন , আমি ও এসপি সাহেব ঘটনাস্থল পরিদর্শন করে আসামিদের ধরতে পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছি । পাশাপাশি স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তাদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছি । এদিকে , এ হত্যাকা - ের আসামিদের ধরতে ব্যর্থ হওয়ায় ও আসামিদের বাড়িঘর পুড়িয়ে দেয়ার ঘটনায় তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) ফেরদৌস আহাম্মদকে ময়মনসিংহ পুলিশ লাইনে গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টায় ক্লোজ করেছেন জেলা পুলিশ সুপার খোন্দকার গোলাম ফারুক । একইসঙ্গে ওই থানার এসআই জাকিরুল ইসলামকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে । পুলিশ সুপার খোন্দকার গোলাম ফারুক বলেন , তারাকান্দায় পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী খুন , খুনের আগে আসামিদের ধরতে না পারা ও পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় তারাকান্দার ওসিকে সরিয়ে দেয়া হয়েছে ।
এরই একপর্যায়ে স্বামী জামাল উদ্দিন , ভাবি সাবিনা বেগম ও ভাসুর ইসমাইলসহ পরিবারের অন্যান্য লোকজন রাশিদা বেগমের ওপর শারীরিক নির্যাতন চালায় । এ নির্যাতনে সে প্রাণ হারায় ।
আব্দুল হেকিম চেয়ারম্যান , সাং - বামুনগাঁও , থানা - বারহাট্টা । শান্তি কমিটির অন্যতম নেতা
আমি একলা একলা আছি , একলা একলা যাত্রা দেখছি , নিজের থেকে যেতে দেখছি কাউরে মাঝ রাইতে টানতে টানতে নিতে দেখেছি , কেউ শেষ পর্যন্ত চিৎকার করেছে বাবা , বাবা চিৎকারর ফাঁসির মঞ্চ বিষিয়ে তুলেছিল , যদিও এই অকেজো চিৎকার তার যাত্রা প্রতিহত করেনি , তয় খুনীর মৃত্যুকে খুন দিয়ে ঢেকে ফেলা যায়নি মোটেই জানাযা হয়েছে , আলগোছে মাটি চাপা দেয়া যায়নি , বনানী কবরস্থানে কবর হয়েছে এই জন্যই শেষ পর্যন্ত লোকটা সফলকাম হয়েছে , তার সাফল্য ছিল বাবা , বাবা চিৎকারে তয় বাবাগো , বাবাগো ডাকার পরেও ৯ বছরের সুমাইয়া হদিশযোগ্য থাকেনি দিনে দুপুরে তাকে পেট কেটে ভাসিয়ে দিয়েছিল ৫২ নম্বর ওয়ার্ড শাখার মানবাধিকার সম্পাদক বাহিনী সানজীদাও গেছে , গলায় দড়ি লাগাইছিল নিজ হাতেই , ঘটনা সত্য হলে ঝুলত সিলিং ফ্যানে নিজে নিজেই আত্মহত্যা করেনি বলেই ওরে বাসার গ্রিলে ঝুলতে দেখেছিল আরেকটা ছেলে যেই ছেলেটা দেখবে বলে আমি ধরে নিয়েছিলাম সেই ছেলেটো ছিল না এই ছেলে , তার লগে বিবাদ নাই । যার লগে আমার বিবাদ , তার লগে সানজীদা ঘুরে বেড়াত , দুপুরের রোদে ঘুরত তাই সানজীদা ক্লাস শেষে বাড়ি যাওনের নামে পোলাটার কাছে ছুটে যাইত , জোচ্চরের মতন ছেলেটা হাসতে আর সানজীদারে আইসক্রিম সাধত , লোভী মেয়ে মুখ গোমড়া করেই থাকত , যদিও পথে ঘাটে আমারে দেখলে ঠিকই হাসত , তবুও সানজীদার চলে যাওয়া খারাপ লাগেনি , লাগবে কেন ? আগের ছেলেটা জোচ্চর হলেও তো ওকে বিয়ের আগের দিন পর্যন্ত বুঝিয়েছিল । এরপর বিষ খাইল এক উঠতি কমিউনিস্ট , এক লগেই ঘুমাইছিলাম , মাঝ রাত্তিরে ঘুম ভাঙল তার আমারটাও ভাঙায়া কয় - যাইগা , আমি বিরক্ত হয়া কইলাম যাইতে চাইলে যান , থাকলে থাকেন কমিউনিস্টদের কথার অর্থ যে সুক্ষ্ণ হয় তা আমার জানা ছিল না , যা দেখার তা দেখতে পারিনি না হলে কমিউনিস্টের সুইসাইড দেখার সুযোগ হারাইতাম না । বাসায় একটা চার্জ লাইট রাখতাম কী আফসোস ! সন্ধ্যার সময় কারেন্ট গেছে , তার মুখটা দেখতে পারলাম না , ঘরটা আন্ধার ছিল মরনের সময় কমিউনিস্টটার কি দশা দেখলামনা , তয় গলার স্বরটা আগের মতই পরিষ্কার ছিল আবৃত্তির ঢংয়ে কইল , ভাটি আমি কমরেড হইতে পারি নাই , ইনফর্মার ছিলাম ইন্টিলিজেন্সের এরপরই গোৎ গোৎ শুরু করল , আমার দিল কাপল না , মোড়ে এসে চা - সিগারেটা মারলাম আমি যখন ধরা খাইলাম , তখন টর্চার সেলে দেখা হইলো মুফতি মিনহাজের লগে দাড়ি - মোছ চাঁছা কোন মওলানা দেখলাম এই প্রথম , লোকটা কংফ্যু - কারাতে জানত রহমানীয়া মাদ্রাসায় থাকতে তার নুরানী দাড়ি ছিল , পাগড়ি পড়ত , চোখে সুরমা দিত লোকটারে নতুন ছুরতে খারাপ লাগেনি , তয় পায়জামাটা রক্তে ভেজা , হাত কাপছিল আমার প্যান্টও রক্তে ভিজেছিল , হাত কাপছিল , দুই জনেই ঈদের দিন ছাড়া পাইলাম আমাদের কেউ নিতে আসেনি , আমি সেলুনে গেলাম , তিনি গেলেন এক আতর কিনতে আমি হলে এসে গর্দানা খায়া বের হয়ে গেলাম , কই আর যামু , মুফতির কাছেই গেলাম লোকটা আমারে নিয়া এশার নামাজ পড়ল , তারপর মসজিদের মিনার থেকে ঝাপ দিল রাত্তিরে আশ্রয় কুফা হইলে জীবনকে বিরক্ত লাগে , সুজাতনগরের বস্তিতে ওঠলাম ওইখানে গার্মেন্টেসের ছেরিরা থাকে , বাপ নাই মা নাই , সই পাতায়া থাকে তারা ময়মনসিংয়ে খুশীবুর লগে সই পাতাইছিল বরিশালের কারিশমা , দুই জনে পাতে খাইত আমি পাশের ঘর থেকে শুনলাম দুই জনের খাইস্টা ঝগড়া , মুখ যে কত খারাপ মেয়েদের মাত্র তিনশ টাকা হারাইছিল খুশীর , কারিশমারে চোর কইল , চুলাচুলি হইল মাঝরাত তক তারপর শুনলাম কারিশমায় বিষ খাইছে , ছেরির ধলা মুখ নীল হয়ে গেছে ইন্দুরের বিষে খুশী টাকা পাইছে কি না জানিনা , শেষ রাইতে খুশীও বিষ খাইছিল , তার মুখ নীল হয়নি কালা - ধলা দুইটা মেয়ে মরনের পর বস্তির মানুষ কইছিল ডেমনি বেডিরা এমনেই মরে তয় যেই সব লোকেরা ক্রসফায়ার করে তাগো এমনি এমনি মরণ চেপে যেতে হয় প্রেস রিলিজ দিয়া কইতে হয় দায়িত্ব পালনের সময় লোকটার হার্ট ফেল করছে এমন ফেল করার কাহিনী আমিও বিশ্বাস করতাম , যদি না দেখতাম হাবিলদার শফিরে বেটায় কমছে কম বিশখান ক্রসফায়ার দিছে , তার চোখ দুইটা ছিল দেখার মতন লাল তবুও বিশতম ক্রসফায়ারটা হজম করার শক্তি তার ছিল না , বিশতম টার্গেট মধু মিয়া বুড়িগঙ্গা পাড় হওনের সময় তারে সোয়ারীঘাট থেকে ধরা হইছিল , এমন কালা কুচকুচে লোকটা মরনের আগে বলছিল , স্যার টাহাটা আমার ভাইরে দিয়েন , অর ফরম ফিলাম ভাইটার খোঁজ পাওয়া যায়নি , হাবিলদার ফার্মগেট ওভার ব্রিজ থেকে লাফ দিয়া পড়ল আমি একলা একলা আছি , একলা একলা যাত্রা দেখছি , সবাই গেলে আমিও থাকব না জানি ।
আমি আমি আমার নামটা পারলে চেঞ্জ কইরা দেন এক হাজার নয় শত চুয়াত্তুর টা বাদ দিতে পারলে আরো ভালো হয় ।
আমি আইডিয়াল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর একজন ছাত্র । আমি কচি - কাঁচার আসর - এর সদস্য হবার ফরমটি পূরণ করে পাঠালাম । আশা করি , আমাকে কচি - কাঁচার আসরের সদস্য বানানো হবে ।
আমরা সবাই জানি চশ্তুশপদ প্রানির চারটি পা থাকে । আর এ কারনেই তাদেরকে চশ্তুশপদ প্রানি বলা হয় । যদি এমন হয় কোন চশ্তুশপদ প্রানির পা চারটির পরিবত্তে পাঁচটি তাহলে কি আপনি বিশ্বাস করবেন ? । অবিশ্বাস্য হলেও আমার বেলায় কিন্তু এমনটিই ঘটেছে , তাহলে এবার সেই কাহিনি শুনুন । বাজার করে বাসায় আসার সংঙে সংঙেই বউ এর ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানরে কান ঝালা ফালা হওয়ার উপক্রম হয় । আমি নাকি বাজার করতে পারি না । এটা হয় নাই ওঠা হয় নাই , এই মাছের সংঙে কি কেউ এই শবজি কেনে । বিশেষ করে মাংশের ব্যাপারে তার ঘোর আপত্তি আমি নাকি একদমই ভাল মাংশ দেখে কিনতে পারি না । কশাইরা শুধু আমার ফাকি দেয় । আমার আক্কেল মাড়ি উঠেছে কি না এ সমপর্কেও তার যথেষ্ট সন্দেহ আছে । আমার সংঙে বিয়ে হয়ে তার জীবন নাকি বরবাদ হয়ে গেছে । কত জজ ব্যারেশটার , উকিল মোক্তারের সংঙে তার বিয়ের কথা হয়েছিল , তাদের সংঙে বিয়ে না দিয়ে আমার মতো আমড়া কাঠের ঢেকির সংঙে তার বোকা বাবা মা কেন বিয়ে দিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি । এখানেই শেষ হলে কোনো কথা ছিল না আরো আছে , কলে পানি আসে নাই আমার দোষ আমি কেন এখান থেকে বাসা পরিবর্তন করি না । ঘন্টায় ঘন্টায় ইলেকট্রি সিটি যায় এটও আমার দোষ , আমি কেন গুলশান বনানিতে বাসা নিই না । দুধওলা দুধে পানি দেয় এও আমার দোষ আমি কেন একটা দুধওলা গাভী কিনি না । এমন কি আওয়ামিলীগ ক্ষমতায় এসেছে এটাও নাকি আমারই কারনে । এইবার আসল কথায় আসি । একবার হয়েছে কি আমার শশুর এসেছেন , শশুর মশাই আবার খাসির মাংশ খেতে খুব পছন্দ করেন । তো আমার উনি বল্লেন তুমি যে হেতু ভাল দেখে মাংশ কিনতে পার না তা একটা কাজ কর , ভাল দেখে আস্ত একটা খাশি কিনে কশাইকে বলবা মাংশ বানাইয়ে দিতে । তেলওলা খাশি কিনবা কিন্তু আমার বাবা আবার চর্বিযুক্ত মাংশ ছাড়া খেতে পারেন না । এখানে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি , আমার কোন আপন আত্মীয় স্বজন আসলে কিন্তু আমার উনির , এত রং বে রংগের রান্নার ঘটা দেখি না । যাক যথা আদেশ তথা কাজ , আমি আস্ত খাশি কিনার জন্য মহাখালি বাজারে এলাম এবং যথরিতি ৭ - ৮ কেজি ওজনের কালো একটা খাশি কিনলাম । মাংশ খুবই সুন্দর হয়েছে , কষাই বল্ল ভাইজান , কালো খাশির মাংশো সব সময় খেতে ভাল হয় । তৃপ্তির ঠেকুর তুলতে তুলতে বাসায় ফিররাম , বউকে বল্লাম এবার কিন্তু মাংশ ভাল না এ কথা বলতে পারবে না । সাক্ষাত কালো খাশির মাংশ । হাত মুখ ধুয়ে ব্লগিং করার উদ্দেশ্যে সবেমাত্র কমপিউটারের সামনে বসেছি , ওমনি বাড়ি মাথায় করে চেচামেচি করতে করতে বউ আমার সামনে হাজির । এটা তুমি কি এনেছো ও মোর কপালরে … . . বলে কানতে শুরু করল আমি বল্লাম কি হয়েছে আমার বল , কোন রকম কান্না থামিয়ে বল্ল আমার মাথা হয়েছে । খাশির কি কখনো পাঁচ পা হয় ? আমি বল্লাম না । তাহলে পাঁচ পা ওলা খাশি তুমি কোথায় পেলে ? কথা শুনে আমার তো আক্কেল গুড়ুম , আমি নিজে কিনলাম চার পা ওলা খাশি আর এ ভদ্র মহিলা বলে কিনা খাশির পাঁচ পা । আমার হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে রান্না ঘরে উপস্হিত হয়ে ইনি যা দেখালেন তাতে আমার চক্ষু চড়কগাছ । আসলেই মাংশের মধ্যে খাশির পাঁচখানা পাঁ । আমি আমার বউ এর কাছে কোন রকম জোড় হস্তে ক্ষমা প্রার্থনা করিয়া আপাতত রেহাই পাইলাম । ব্লগার ভাই বোনেরা , আমার মাথায় কিছু ডুকছে না । আপনারা দয়া করে একটু বলবেন কি , খাশির চার পা থেকে পাঁচ পা হল কি ভাবে ।
ডুলকি ওলকি আঁকে ডুলকী মাথায় তাজ ফুল - কী ? রোদের ছটায় জোনাক জ্বলে পাহাড় লতা চুমকি পায়ের নূপুর মাদল বাজে শুকনো পাতার ঝুমকি ।
By লুৎফর রহমান পঞ্চগড় দেখা হয়েছে : ০ বার মানবাধিকার
By শাহজালাল Panchagarh দেখা হয়েছে : ০ বার যোগাযোগ ব্যবস্থা
প্রত্যক্ষদর্শীরা জানান , গাবতলী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ৭ নং রুটের একটি বাস সদরঘাটের দিকে যাচ্ছিল । বাস নং ঢাকা মেট্রো - ব - ১১২৮৮৪ । বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী যুবককে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান ।
ঘোড়াঘাট ( দিনাজপুর ) সংবাদদাতা ॥ ঘোড়াঘাট থানা পুলিশ উপজেলার পশ্চিম হরিপাড়া গ্রামে ্অভিযান চালিয়ে গাঁজা সম্রাজ্ঞী নাজমা ( ২৮ ) ও গাঁজা ব্যবসায়ী মোফাজ্জল হোসেনকে ( ২৯ ) ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করেছে । থানা সুত্রে জানা গেছে , শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে ঘোড়াঘাট থানার এ এস আই দুলাল চন্দ্র ্অধিকারী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের [ . . . ]
নতুন ফ্যাশন হাউস ঢাকার মোহাম্মাদপুরের নূরজাহান রোডের W - ৯ নম্বর বাড়িটি খুঁজে পেতে বেশি দেরি হলো না । আর দেরি হবেই বা কেন ? বাড়ির গেটে সজ্জিত নানা রঙের বেলুন বলে দেয় দিনটি বিশেষ । ১৭ মার্চ ফ্যাশন হাউস সামারাসের যাত্রা শুরুর দিন । ছোট পরিসরে যাত্রাটা হলেও আয়োজন কিন্তু কম ছিল না । এখানে নানা রকমের সেলাই করা পোশাক যেমন রয়েছে , তেমনি রয়েছে পছন্দমতো ডিজাইন করে আর নানা সাইজে বানানোর জন্য সেলাই ছাড়া পোশাক । ফ্যাশন হাউসের ডিজাইনার , স্বত্বাধিকারী উম্মে সাফাতান্নি নাজাহ বলেন , আমাদের স্লোগানই হলো , আমরা রঙিন স্বপ্ন বুনি । আর এই স্বপ্নের প্রকাশ ঘটাই পোশাক ডিজাইনের মাধ্যমে । গরম পড়ে গেছে , তাই সুতি পোশাক যেমন রয়েছে , তেমনি জমকালো অনুষ্ঠানে পরার জন্য জর্জেট , সিনথেটিকের মধ্যে নানা ডিজাইন করা পোশাক । ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগীতশিল্পী রুখসী ।
কাতার ভাই , ফুলুস তালাতা - ওয়া - আরবায়ীন তাকা । রাখীছ জিদ্দান । কি বলেন ?
সূরা ফাত্ - হ ( মদীনায় অবতীর্ণ ) , আয়াত সংখাঃ ২৯
১ . হাঙার বৌ - নিকার বৌ , ২ . হদ - বারবার ৩ . কন্নৎ - কোথায় ৪ . খছম - স্বামী , ৫ . ঘরজার - ঘরামী , ৬ . উয়াস - অনাহার , ৭ . পুশ্যিস - খোঁজ খবর , ৮ . নাম ডাগর - নামজাদা , ৯ . তোয়াঙ্গর - ধনী , মানী , ১০ . ডেহেরিখানা - গৃহ , ১১ . গিরিডি - বাড়ীর চারিদিক , ১২ . উলু ছনর ছানি - উলুখড়ের ছাইনি , ১৩ . ছুরুতে - রূপে , ১৪ . পুন্নমামীর চান - পূণিমার চাঁদ ।
এছাড়া জেলা কমিটিতে বিভাগীয় উপসম্পাদক হিসেবে স্থান পেয়েছেন সালাউদ্দিন আহমদ পারভেজ , মনজুর আহমেদ মনজু , আব্দুল বাছিত রুম্মান , ইমরান জাকির , টিপু রঞ্জন দাস , ঈসা আলম , তারেক আহমদ , সুদিন তালুকদার , পলাশ মজুমদার , নাজমুল ইসলাম নজিব আলী , হামজা হেলাল , হেলাল আহমাদ , শামীম আহমদ সিরাজী , রুমেল সিরাজ , রায়হান আহমদ , শিবিবর আহমদ , জুবায়ের আহমদ ও বদরুল আহমদ ।
চট্টগ্রাম , ১১ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : ৩০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে চট্টগ্রামে মাঠে নামেনি কোন দলের নেতাকর্মীরা । ফলে বেলা ১২টা পর্যন্ত অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হয়েছে হরতাল । কোন ধরনের মিছিল - সমাবেশ কিংবা পিকেটং না করায় আজ পুলিশ কাউকে গ্রেফতারও করেনি । হরতাল চলাকালে সকাল থেকে ছোট বড় সকল প্রকার যানবাহন চলাচল করতে দেখা গেছে । তবে সকালের দিকে যানবাহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে নগরী কর্মমুখর স্বাভাবিক পরিবেশ সৃষ্টি হয় । সকাল থেকে বন্দরে পণ্য উঠানামা হলেও হরতাল শেষে বেলা ১২টার পর থেকে মালামাল ট্রাকে করে বাইরে যাচ্ছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ । তবে ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে বলা হয়েছে সকালের দিকে নগরীর চকবাজার , লালখান বাজার , অঙ্েিজন এলাকায় হরতাল চলাকালে সভার আয়োজন করলেও পুলিশি বাধার কারণে তা সফল হয়নি । ঐক্যজোটের নগর প্রচার সম্পাদক মাওলানা ইকবাল খলিল বলেন , সকালে হাটহাজারী মাদ্রাসায় এবং বালুচড়া এলাকায় হরতালের সমর্থনে সমাবেশ হয়েছে । গতকাল প্রথম দিনে ব্যাপক ধরপাকড় , সড়ক অবরোধ , হলেও আজ তেমন কোন তৎপরতা ছিল না হরতালকারীদের । তবে নগরী এবং জেলার বিভিন্ন জায়গায় ব্যাপক পুলিশ মোতায়েন ছিল । হাটহাজারী থানার ওসি আবুল কালাম জানান , হাটহাজারী বাসস্ট্যান্ডে হরতালকারীরা জড়ো হয়ে সমাবেশ করলেও তারা কোন ধরনের মিছিল করতে পারেনি । সিএমপির বিভিন্ন থানার ওসিরা জানিয়েছেন আজ হরতালকারীরা নগরীর কোথাও মিছিল সমাবেশ করেনি । কেউ গ্রেফতারও নেই । ( শীর্ষ নিউজ ডটকম / এসআই / সস / ১৩ . ১২ঘ . )
সোমবার ভোর পাঁচটার দিকে ঢাকা - টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা এলাকা থেকে বেনজির আহমেদকে ( ১৮ ) গ্রেফতার করে পুলিশ । গ্রফতারকৃত বেনজির চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের বাসিন্দা ।
বিনোদন বাংলা ( ২৯ জুন ২০১১ ) : বন্ধুত্ব জীবনের অংশ আর বন্ধুত্ব দরকার জীবনের জন্য । ঠিক এমনই বন্ধুত্ব নিয়ে নির্মাণ করা হয় একটি নাটক । মাসুদ রহমানের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ' নিঃশব্দের কবিতা ' । নাটকের গল্প প্রসঙ্গে মাসুদ রহমান বলেন , নাটকের গল্পে দেখা যাবে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তিন বন্ধু সাবের , নীলা ও জোবায়ের । এখানে সাবের এতিম মেধাবী ছাত্র , যে জীবনে
ঠিকানা : শৈশব পাবলিকেশন্স ৩৮ / ৩ কম্পিউটার কমপ্লেক্স ( ৩য় তলা ) বাংলাবাজার , ঢাকা ১১০০
ঢাকা জেলা রাজাকার আকবর - শাঁখারী বাজার , ঢাকা রাজাকার তোতা মিয়া - ঢাকা বিশ্ববিদ্যালয় রাজাকার ঈমান আলী - রায়েরবাজার , ঢাকা রাজাকার হেদায়েত উল্লাহ ( মৃত ) - রায়েরবাজার , ঢাকা
র্যাব - ৭ , চট্টগ্রাম নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে । এরই ধারাবাহিকতায় ৩ জুলাই র্যাব - ৭ চট্টগ্রাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তাজনিমুর রহমান এর সমন্বয়ে একটি যৌথ অভিযান দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে । . . . . বিস্তারিত
ন্যাড়া বৈশাখ শৈশবের স্মৃতিটা কিছুটা ঝাপসা । বৈশাখী ঝড়তো ছিলই , ছিল বৈশাখী মেলার আনন্দ । ক্যান্টনমেন্টে বৈশাখী আমেজটা তেমন একটা বোঝা যেত না । আমার বাবা বেশ বৈশাখ সচেতন ছিলেন । যেখানে বৈশাখী মেলার আয়োজন হতো , বাবা আমাকে সেখানে বেড়াতে নিয়ে যেত । শৈশবের সেই মুহূর্তে পাঙ্কু - পাঙ্ক শব্দটা খুব শোনা যেত । যেমন ওই দেখ পাঙ্কু ছেলে , খুব পাঙ্কু করছিস । আজকে যেটাকে বলা হয় ফ্যাশন । আমাদের বড় ভাইরা খুব পাঙ্ক মারতো , জিন্স প্যান্ট , হাতে ব্রেসলাইট , মাথার পিছনে লম্বা চুল । ছোটদের ভিতর এই প্রভাবগুলো পড়তো । বৈশাখকে কেন্দ্র করে বাসায় চলছে নানা আয়োজন , বড়দের সাজগোজের সাথে সাথে ছোটদের সাজগোজ । বাবাকে বললাম আমাকে পাঙ্ক করে দাও । তাহলে আমি মেলাতে যাবো । বলল কিভাবে ? পাড়ার , দাদারা যেভাবে করে । ঠিক আছে বলে মিটি মিটি হাসতে লাগল । পরদিন আমাকে নিয়ে বাজার উদ্দেশ্যে রওনা হলো , কোথায় যাবো ? তোমাকে পাঙ্কু করতে । বাজারে ঢুকেই বাবা একটা সেলুনে গেল , নাপিতকে বলল , ওকে পাঙ্কু করে দাও , আমাকে ন্যাড়া করে দিলো । তোমাকে পাঙ্ক করে দিয়েছি খুশিতো ? খুব খুশি হলাম । ন্যাড়া মাথা নিয়েই পাঙ্কু - পাঙ্কু করেই বৈশাখী মেলাটা উদযাপন করলাম । সেদিন গোপনে নাপিতকে বলে বাবা আমায় ন্যাড়া করেছিল । গত বৈশাখে নিজেই মাথা ন্যাড়া করে লিখেছিলাম , ' এসো হে বৈশাখ । ' কামরুল হাসান চৌধুরী দক্ষিণ খান , ঢাকা । বৈশাখের স্মৃতি দিনটি ছিল রবিবার ঠিক আমার শৈশবের কথা , আমি এবং আমার বন্ধু নজরুল , সাকিব অন্যান্যসহ ঘরে বসে বসে গল্প করছি , হঠাত্ ঝড় এলো , শুরু হলো বৈশাখী তাণ্ডব । আমাদের পাশের বাড়িটা ছিল হিন্দুদের যেখানে ছিল প্রচুর আম , কাঁঠালগাছ , আমরা সবাই ভাবলাম আমরা আম কুড়াতে যাবো । ঠিক যেই কথা সেই কাজ । আমরা প্রচণ্ড ঝড়ের মধ্যে রওয়ানা দিলাম আম বাগানে । প্রচণ্ড ঝড় , বিদ্যুত্ চমকালো তবুও আমাদের ভয় নেই , আমরা আম বাগানে গিয়ে দেখি ' আম ' - এর থালা বিছানো । আমরা আম নিয়ে যখন বাড়িতে যাচ্ছিলাম তখনও ছিল বেশ বৃষ্টি । হঠাত্ একটা ঢাল ভেঙে পড়ল নজরুলের কাঁধে । চিত্কারে ছুটে এলো সবাই । হৈ চৈ তবু সবার চোখে কান্না । সেই বৈশাখের স্মৃতি আজও ভোলার নয় । আমান উল্লাহ সোহান সেকান্দর , রামগতি , লক্ষ্মীপুর । শৈশবের কিছু স্মৃতি আমি যখন ছোট , তখন আমি বেশির ভাগই আমার নানা বাড়িতে কাটিয়েছি । একদিন আমার বাবা আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছিল । সেদিন ছিল বৈশাখ মাস । আমি বাবাকে বললাম , আমি বাড়িতে যাবো না । বাবা তখন আমাকে আস্তে আস্তে বলল , দেখ সোনা বাবা আমি তোমাকে বাটাজোরের মেলায় নিয়ে যাব । আমি বাবার কথা শুনে বেশ খুশি হলাম । বাবা আমাকে নিয়ে বাড়িতে রওনা দিলে বৈশাখের পহেলা দিন বিকেল ৩টার দিকে বাবা আমাকে এবং আমার চাচাতো বোন এবং আমার ছোট ভাইকে নিয়ে মেলায় রওনা দিলৈন । বেশ ভালো সময় কাটালাম । কেনাকাটার শেষে আমার একটি বাঁশি পছন্দ হলো । আমি বাবাকে বললাম , বাবা আমাকে ওই বাঁশিটি কিনে দাও । বাবা আমাকে বাঁশিটা কিনে দিল । সবশেষে বাড়ি ফেরার পালা । আমরা বাড়িতে রওনা দিব তখনি চারদিক থেকে কালোমেঘে ঢেকে গেল । বাতাস বাইতে শুরু করল । চারদিকে শুধু কালোমেঘ দেখা যায় । বাতাসে ময়লা - আবর্জনায় রাস্তাঘাট ভরে গেছে , তখন কোনো গাড়ি ছিল না । বাবা আমাকে এবং আমার ছোট ভাইকে নিয়ে হাত ধরে ছুটে চলল । হঠাত্ করে বৃষ্টি পড়তে শুরু করে । প্রায় দুই ঘণ্টা একটানা বৃষ্টি হয় । তারপর আমরা হেঁটে হেঁটে বাড়িতে রওনা দিলাম । মো . রফিকুল ইসলাম রনি আগরপুর , বাকুগঞ্জ , বরিশাল । বৈশাখী স্মৃতি শৈশব পার করে আজ আমি সদ্য যৌবনে । মনে পড়ে , শৈশবে সেই বৈশাখের স্মৃতি । আমি আর দিপা ভালো বন্ধু ছিলাম । আমরা দুজন এক সাথে পড়ালেখা করতাম । একবার বৈশাখী মেলায় গিয়েছিলাম দুজনে । বৈশাখী মেলাতে গিয়ে দোলনায় উঠেছি , পানতা - ইলিশ খেয়েছি । দিপা আমাকে বৈশাখী মেলা থেকে একটা মাটির পুতুল কিনে দিয়েছিল । আমিও তাকে একটা মাটির ঘোড়া কিনে দিয়েছিলাম । আজ প্রায় দশ বছর হবে দিপা আমার বন্ধুত্বের বাঁধন ছিঁড়ে চলে গেছে । শৈশবের বৈশাখী মেলাতে তার দেওয়া মাটির পুতুলটা আজও যত্ন করে রেখেছি । এখন খুব বেশি মনে পড়ে তাকে বৈশাখীতে । তার দেওয়া মাটির পুতুলটা আমার শৈশবের বৈশাখী স্মৃতি হয়ে আছে । রোকন আহমেদ মোবাইল : ০১৮১৩৯৯০৩১৭ আনন্দের মাঝে বৈশাখ নববর্ষ বলতে বাংলা মাসের প্রথম দিনটাকে বোঝায় । বৈশাখের প্রাচীন ঐতিহ্য আর পান্তা ইলিশ , মেলা এদিন বাংলার জনসমষ্টি অতীতের সুখ দুঃখ ভুলে গিয়ে নতুনের আহ্বানে সাড়া দিয়ে ওঠে । এটি প্রধানত সার্বজনীন অনুষ্ঠান । আমার বৈশাখের শৈশব স্মৃতি বলতে , আমরা পাড়ার সকল ছেলেমেয়ে গুরুজনরা একত্রে মিলে একটা অনুষ্ঠানের আয়োজন করতাম । খুব ধুমধাম করে এই অনুষ্ঠান হতো । হিন্দুদের প্রতিটি ঘরে প্রচলন ছিল যে , পয়লা বৈশাখে যে যেমন কাটায় তার সারা বছর তেমনি কাটে । তাই আমি ওই পয়লা বৈশাখে সবসময় মা বাবার কথা ও অন্যদের কথা মান্য করতাম । আমরা পয়লা বৈশাখে আরও একটা অনুষ্ঠান করতাম , সেই অনুষ্ঠানটি ছিল ২ দিনব্যাপী এবং এই ২ দিন পর আমরা পাড়ার ছেলেমেয়েরা মিলে আরো একটি অনুষ্ঠান আয়োজন করতাম । এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ থাকত নাচ , গান ও নাটক । আর এই অনুষ্ঠানগুলো আমরা সব সময় বৈশাখ মাসে করি , আগ থেকে করে আসছি সামনেও করব । অনিক বিশ্বাস রাজৈর , মাদারীপুর । বৈশাখী মেলা তখন খুব ছোট্ট ছিলাম । মর্তুজা খালামনির হাত ধরে ছোট ছোট পা নিয়ে সারা ময়মনসিংহ চষে বেড়াতাম । বৈশাখ মাস এলেই বায়না ধরতাম , মেলায় নিয়ে যাবার জন্য । সার্কিট হাউস মাঠে তখন বিশাল বৈশাখী মেলা বসতো । তো আমাকে নিয়ে যেতে বাধ্য হতো মর্তুজা খালামনি । আর মেলায় যাবার পর আমাকে পায় কে ? এক স্টল থেকে আরেক স্টলে ঘুরে বেড়াতাম ; সাথে সাথে নানা জিনিস কিনে দেবার জন্য বায়না ধরতাম । মাটির হাঁড়ি , পাতিল , চুলা এসব ছিল আমার সবচেয়ে প্রিয় খেলনা । ছেলে হয়েও কেন ওসব মেয়েদের খেলনা ভালো লাগত , তা আজও ভাবলে অবাক লাগে ! যা হোক ওসব কিনে বাড়ি ফিরতাম ; ভেঙে - চুরে পরবর্তী বৈশাখী মেলার প্রহর গুণতাম । শৈশবে তাই বৈশাখ মানেই ছিল মেলা । সেসব কথা মনে পড়লে আজও হাসি পায় । এ . এস . এম . ফারহান উত্তরা , ঢাকা ।
Download XML • Download text