bpy-37
bpy-37
View options
Tags:
Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.
বাংলাদেশে সরকারী চাঁদ উঠে । " বাংলাদেশ সরকার চাঁদ " - এর জন্যে ২ দিন পার্থক্য হয় । ; D
বরগুনা , ১২ জুলাই : বরগুনার আমতলী উপজেলার কচুপাত্রার ডোন নদীতে বাঁধ দেয়ায় আমতলী ও কলাপাড়া উপজেলার ২৬টি গ্রামের লক্ষাধিক মানুষ সামুদ্রিক জলোচ্ছ্বাসের হাত থেকে মুক্তি পেয়েছে । ১৫ হাজার কৃষক পরিবার জমি চাষাবাদের প্রস্ত্ততি নিয়েছে । কিন্তু তাদের আশঙ্কা গত পাঁচ বছরে কৃষি জমিতে সমুদ্রের লবণ পানি ঢুকে লবণাক্ততা বেড়ে গেছে । এ বছর ফসল বুনলে লবণের প্রকোপে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা । এলাকাবাসী জানায় , . . . বিস্তারিত »
কিছুই কানে যায়না মুর্খ - অশিক্ষিত - নতমস্তক কাশেম নিয়ার কানে । টপ করে ঝরে পরে দুফোঁটা অশ্রু সবুজ ঘাসের উপরে পরে থাকা এম পি সাহেবের গলার মালা থেকে ঝরে পড়া লাল গোলাপ পাপড়ির উপর । ঝাপসা চোখে বিভ্রম দেখে যেন । ঝরে পড়া অশ্রুকেই তার মনে হয় লাল সবুজের জমিনে জয় বাংলার সোনালি মানচিত্র ।
এখোন এইভাবে বরং ভালা থাকি , মাঝে - মইদ্দে সাধারন জল খায়া তেষ্টা মজাই , তাই কই আমারে চাতক না বানায়া ভাসায়ে দ্যাও পদ্মদিঘির জলে , তবু , সেই ভালা বাঁইচা থাকি পদ্ম - পানা মাখামাখি . . . বরিষন - জাতক হইলে কই পামু মেঘের জল শ্রীমতি রাধা ?
@ জসিম ভাই - - - - নবাগত বন্ধুদের আগমনে মোরা পুলকিত , আপনাকে জানাই শুভেচছা স্বাগত
নজরুল সংগীতের পথিকৃত্ শিল্পী সোহরাব হোসেন । তাঁর জন্ম ১৯২৩ সালে , অবিভক্ত বাংলার নদীয়া জেলার রানাঘাটে । ১৯৪৭ সালে দেশ ভাগের পর ঢাকায় স্থায়ী আসন গাড়েন । বিভিন্ন প্রতিষ্ঠানে গান শিখিয়েছেন , তাঁর শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন সন্জীদা খাতুন , শাহনাজ রহমতউল্লাহ আতিকুল ইসলাম , রওশন আরা মুস্তাফিজ , আবিদা সুলতানা , শাহীন সামাদ প্রমুখ । মহান এই শিল্পী ১৯৮০ সালে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেন । নজরুল জয়ন্তী উপলক্ষে তাঁর সাক্ষাত্কার নিয়েছেন
আমি চুইচাইড করতে চাই কিন্তু কেমনে করমু সবাই বুদ্ধি দেন sc
সিডি নিউজ২৪ . কম , চুয়াডাঙ্গা ১১ জুলাই : চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগী দেখতে গিয়ে দু ' দর্শনার্থী হারিয়েছেন . . . বিস্তারিত »
খালিকের পরিবারের সদস্যরা জানান , " শুক্রবার রাত পৌনে দুইটার দিকে ১২ - ১৩ জন ডাকাত দরজা ভেঙে তাদের ঘরে ঢোকে । বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আবুল খালিককে গুরুতর জখম করে । পরে তারা পরিবারের অপর সদস্যদের দড়ি দিয়ে বেঁধে আলমারি ভেঙে ছয় - সাত ভরি স্বর্ণালংকার ও নগদ তিন হাজার টাকা নিয়ে বেরিয়ে যায় । পরিবারের সদস্যদের চিৎকারে পাশের বাড়ির আনোয়ার হোসেন ও মোস্তফা উদ্দিন এগিয়ে আসলে ডাকাতেরা গুলি চালায় । ঘটনাস্থলেই আনোয়ার হোসেন নিহত হন মোস্তফা উদ্দিনের বাঁ - হাতে গুলি লাগে । তাদের গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।
সাকার মতন রাজাকারের মৃত্যুদণ্ডের দাবিতে আন্দোলন হইলে খুশি হতাম ।
হাসানের মনটা আজ ভীষন খারাপ ৷ জীবনের এই প্রথম তাকে তার মাকে ছাড়া , বোনকে ছাড়া থাকতে হবে ৷ এর আগে সে পরিবার ছাড়া থাকেনি এমন নয় তবে তা ২ - ৩ দিন কিন্তু এবারের ব্যপার অন্য ৷
২২তম রমযান - একা একা তারাবীহর নামাজ ক্ষেেএ পড়ার বেতর নামাজ আমি কি ভাবে পড়বো ?
১৩তম রমযান - কেউ যদি মানত করে যে আমার অমুক কাজটি হলে আমি একটি রোজা রাখবো , এ ক্ষেত্রে তার রোজা কখন আদায় করতে হবে ।
লেখক বলেছেন : i am a boy আমি একটি ছেলে চাই কই যামু রে
জহরিয়ে জহর চিনে বাইন্যায় চিনে সোনা পিরীতিয়ে মন চিনে , মন চিনে আপনা । খেতিয়াল১ চিনে ভুঁই , মাঝি চিনে হাল ওস্তাদ গাইনে চিনে কনটা ভাল তাল । কারবারিয়ে ব্যবসা চিনে , ধনী চিনে ধন রসিক নাগরে চিনে রমনী রতন । মালুম ছুয়ানী চিনে সাইগরের চর এখিনরে চিনল ভালা বৈদেশী নছর । । দেখিয়া শুনিয়া মাফো কি কাম করিল সেই দেশের সরামতে তারার বিয়া দিল । মুড়ার কুল্ল্যা গরু২ আর গাঙর কুল্ল্যা বাড়ী মুছলমানের বিবি আর হেঁদুর গালর দাড়ী এ সক্কলের কোনদিন না থাকে ঠিকানা পত্য৩ ন করিও কেহ আমি করি মানা । । ফুলর মধু খায় নছর শুখে টাগা৪ মারে ভুলি গেইয়ে জানের জান সেই আমিনারে । ।
চাঁদপুর , ১১ জুলাই : চাঁদপুর - শরীয়তপুর সড়কের হরিনা ফেরিঘাট বর্ষা মৌসুমে ভাঙনে কবলে রয়েছে । এতে ফেরি চলাচলে চরম দুর্ভোগর সৃষ্টি হচ্ছে । সরজমিনে হরিণা ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায় , মেঘনার ভাঙনের মুখে পুরো ঘাট . . . . বিস্তারিত »
রাবি , ২০ জুন : ছিনতাইকারীর ছুরিকাঘাতে রা ' বি সাংবাদিক সোহেলরানা গরুতর আহত হয়েছেন । রাজশাহী বিশ্ববিদ্যালয় ( রাবি ) সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও ডেইলী সান - এর রাবি প্রতিনিধি আহত সাংবাদিক সোহেল রানা রাবি ' র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী । রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় নগরীর তালাইমারি এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে । ঘটনার সময় ছিনতাইকারি তার গলায় ছুরি দিয়ে আঘাত করে মানিব্যাগ নিয়ে পালিয়ে যায় । চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক জানান , তার আবস্থা আশংকামুক্ত । স্থানীয় লোকজন জানান , এ ধরণের ছিনতাইয়ের ঘটনা তালাইমারি এলাকায় প্রায় ঘটে । বার্তা২৪ ডটনেট / আজা / এটি
স্থানীয় সূত্রে জানা যায় , শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ১৪ / ১৫ জনের সশস্ত্র ডাকাতদল মাগুরা শহরতলীর মোল্লাপাড়ার জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী গোলাম মওলা মোল্লার বাড়িতে গ্রিল ভেঙে ডাকাতি করে । এ সময় অস্ত্রের মুখে তারা মওলা মোল্লাকে লাঠিপেটা করে আহত করে । পরে তাকে ও তার স্ত্রীকে বেঁধে ঘরের আলমারি ভেঙে ৩৫ ভরি স্বর্ণ - নগদ ৭৫ হাজার টাকা নিয়ে যায় ।
খুলনা অফিস জানায় , শুক্রবার রাতে ও শনিবার বিকালে খুলনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ২২জন নেতা - কর্মীকে আটক করেছে পুলিশ ।
৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়নঃ মোঃ আং হক , দক্ষিণ কানিশাইল । মোঃ আং মুতলিব , দক্ষিণ কানিশাইল । মোঃ আং গনি , দক্ষিণ কানিশাইল । মোছাদ্দেক আহমদ , দক্ষিণ কানিশাইল । কানাইলাল দেব , দক্ষিণ কানিশাইল । শহীদ আনু মিয়া , দক্ষিণ কানিশাইল । মৃত মনির আলী , দত্তরাইল । কনক কান্তি শর্মা , দত্তরাইল । সানাওর আলী খান , দত্তরাইল । মনিক উদ্দিন , পশ্চিম রায়গড় । সচিব উদ্দিন , বারকোট , আং রহমান , বারকোট । মৃত আকরাম আলী , বারকোট । মৃত হারিছ আলী , বারকোট । মৃতমোঃ মনির উদ্দিন , বারকোট । চান মিয়া বারকোট । সমরুজ আলী , নগর । মোঃ নাছির আহমদ , নগর । মোঃ আং মালিক , নগর । ডাঃ রঞ্জিত কুমার দে , রায়গড় । মৃত বরিন্দ্র নাথ ( ভদ্রবাবু ) , বারকোট । নিতাই চক্রবর্তী , বারকোট । সমছুল হোসেন খান , রায়গড় । হারুন রশিদ , রায়গড় । ইমরান আলী , সুনামপুর । হাবিব আলী , সুনামপুর । মোঃ তেরা মিয়া , সুনামপুর । আং জলিল , সুনামপুর । মোঃ হীরন মিয়া , দত্তরাইল । হারুন মিয়া , রায়গড় । মৃত মাহতাব উদ্দিন , কানিশাইল । মোঃ আং মনাফ , দক্ষিণ কানিশাইল ।
লালসালু বলেছেন : মানিরে জুতা দিয়া পিডাইলেও মানির মান কমে না ।
শাহবাগের কবি বলেছেন : শাহবাগের প্রধান আইটেমই হল ' গাঞ্জা ' । এটা না খেলে কবিতা লেখা যায় না ।
সাকাকে যেই গালি দিলেন শুনতে লাগল বেশ , টেম্পু ধরুক হারামজাদা পাকি গুপ্তকেশ ।
চট্টগ্রাম , ১০ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : ব্যাপক ধরপাকড় , সড়ক অবরোধ , নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখার মধ্য দিয়ে বন্দর নগরী চট্টগ্রামে ৩০ ঘণ্টার হরতাল চলছে । হরতালের পক্ষে চট্টগ্রামে কোথাও পিকেটিং করতে দিচ্ছে না পুলিশ । সকাল থেকে নগরীর প্রধান প্রধান এলাকায় পিকেটিং এবং মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়েন হরতালকারীরা । এ সময় ইসলামী অন্দোলনসহ আরো কয়েকটি সংগঠনের কমপক্ষে শতাধিক নেতাকর্মীকে পুলিশ আটক করেছে । হরতালে নগরীতে বড় ধরনের কোনো সংঘর্ষ না হলেও সকালে হাটহাজারীর ভাথুয়া মাদ্রাসায় হরতালের সমাবেশে ছাত্রলীগের হামলায় ১২ জন আহত হয়েছে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলনের নগর সেক্রেটারি জান্নাতুল ইসলাম । এছাড়া চট্টগ্রাম - হাটহাজারী সড়কের চৌধুরী হাট এবং চট্টগ্রাম - কাপ্তাই সড়কের মদুনাঘাট এলাকায় কিছু পিকেটার অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে । ইসলামী আন্দোলনের নগর সেক্রেটারি জান্নাতুল ইসলাম দাবি করেন , সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে পুলিশ দেড়শ থেকে দুইশ নেতাকর্মীকে আটক করেছে । এর মধ্যে বন্দরের এক স্থান থেকে ৪৫ জন , অন্য স্থান থেকে ১৫ , বহদ্দারহাট চান্দগাঁও থেকে ২৫ , দেওয়ান হাট থেকে ইসলামী ছাত্র আন্দোলনের নগর সাধারণ সম্পাদক সুলতানুল ইসলাম এবং দক্ষিণ জেলা প্রচার সম্পাদক গিয়াস উদ্দিনসহ ২৫ জন , অলঙ্কার মোড় থেকে ৩০ জনকে আটক করে পুলিশ । তবে পুলিশ বলেছে , তারা সকাল থেকে বিভিন্ন এলাকায় গাড়ি ভাংচুরের চেষ্টা এবং মিছিল বের করার চেষ্টা করলে ৪৯ জন আটক করেছে । সিএমপির ডবলমুরিং জোনের এসি তানভীর আরাফাত জানান , নগরীর বন্দর এলাকা থেকে ১৬ , চান্দগাঁও এলাকা থেকে ১৬ এবং ডবলমুরিং এলাকায় ১৪ জনসহ মোট ৪৯ জন আটক করা হয়েছে । ভ্রাম্যমাণ আদালতের বিচারক একেএম রেজাউর রহমান জানান , সকালে ইপিজেড এলাকায় মিছিল করতে জড়ো হলে সেখান থেকে ১৭ জনকে আটক করে পুলিশ । তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিধি মোতাবেক তাৎক্ষণিক বিচার করা হয়েছে । এদিকে হরতালের বিরুদ্ধে নগরীতে সমাবেশ শেষে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মোটরসাইকেল শোডাউন করা হয় । একই সময় নগরীর লালখান বাজার মোড়ে সমাবেশ করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন । এ সময় চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী হরতাল প্রত্যাখ্যান করতে জনগণের প্রতি আহ্বান জানান । মহানগর আওয়ামীলীগ নগরীতে হরতাল বিরোধী মাইকিং করছে । এদিকে হরতালে চট্টগ্রামে রিকশা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল এবং অফিস আদালত বন্ধ রয়েছে । চট্টগ্রাম থেকে দূরপাল্ল্লার বাস চলাচল করছে না । বন্দররের ভেতরে মালামাল উঠানামা হলেও ট্রাক না চলায় কোনো পণ্য বাইর করা যাচ্ছে না বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমদ । ( শীর্ষ নিউজ ডটকম / এসআই / এআই / ১২ . ৫০ঘ . )
লেখোয়াড় বলেছেন : একটা প্রেম করেন । কোথায় আছে না " প্রেমের মড়া জলে ডোবে না ।
ঝালমুড়ি খাদক বলেছেন : ভাইয়া দেখেন নেটপোকা নামক একজন গতকাল রাত্রে পোস্টকৃত তার বিবর্তনবাদ সম্পর্কিত ব্লগে আমাদের বর্ণমালার ব্লগার রায়হান ভাইয়ের মানহানি করে তার সম্পর্কে যা তা মিথ্যা কথা বলছে , আমি তার মিথ্যা সম্পর্কে প্রমান দেয়ায় সে বার বার আমার নিচের এই মন্তব্য দেয়ায় ডিলিট করে দিচ্ছে হা হা হা ! সর্বরোগের মহৌষধ আয়ুর্বেদিক সিরাপ বিক্রিকারী বৈজ্ঞানিকের মাথা দেখি পুরাই আওলাইয়া গেছে , একটা মন্তব্যের ( ৩নংমন্তব্য ) উত্তর দিতে তিনবার গিয়া তিনবার ডিলিট করছে , আমি কিন্তু ডিলিট করার আগেই আপনার প্রথম মন্তব্যটা পড়ছি , দেন অশ্রাব্য ভাষায় যত পারেন গালিগালাজ দেন , এইখানে তো আর বৈজ্ঞানিল যুক্তি লাগে না । আর আপনে যে মিথ্যাবাদী তা আপনার ৫নং মন্তব্যের উত্তরে রায়হান ভাইয়ের সম্পর্কে মিথ্যাচারিতা দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে । রায়হান ভাইয়ের বক্তব্য দেখতে সবাই এখানে ক্লিক করেন Click this link Click this link আর না পারলে মোল্লা , মৌলভি , তালেবান এসব টেনে এনে বাঁচার দিন শেষ । ও যখন আমার মন্তব্য বার বার ডিলিট করে দিচ্ছিলো , তখন আমি শেষ দুইবার এই কথাটাও জুক্ত করি এত কাপুরুষ , এত নিন্মশ্রেণীর মিথ্যাবাদী ! একজনের সম্পর্কে আজে বাজে কথা বললেন আর আমি প্রমান দেয়াতে মন্তব্য মুছে দিলেন । আমি আবার দিলাম । আপনি কারো সম্পর্কে আজে বাজে কথা বলে পার পেতে পারে না , আপনার জন্ম ঠিক থাকলে আমার মন্তব্য ডিলিট করবেন না এরপরও সে আমার মন্তব্য ডিলিট করে দেয় , বলেন ভাইয়া কি করব , একজনের সাথে মতের অমিল থাকতেই পারে এই জন্য তার সাথে না পারলে তার পশ্চাতে গালিগালাজ বা মিথ্যাচার করা কি ঠিক ? এরপর আবার তার বিরুদ্ধে প্রমান দিলে মুছে দেয়া ।
বগলাকে কাণ্ডারী করিয়া ভবানী মকদ্দমার মহাসমুদ্রে পাড়ি দিলেন । বন্দরে আসিয়া লোহার সিন্দুকটি যখন পরীক্ষা করিয়া দেখিলেন তখন দেখিতে পাইলেন , লক্ষ্মীপেঁচার বাসাটি একেবারে শূন্য - - সামান্য দুটো - একটা সোনার পালক খসিয়া পড়িয়া আছে । পৈতৃক সম্পত্তি অপর পক্ষের হাতে গেল । আর আলন্দি তালুকের যে ডগাটুকু মকদ্দমা - খরচার বিনাশতল হইতে জাগিয়া রহিল , কোনোমতে তাহাকে আশ্রয় করিয়া থাকা চলে মাত্র কিন্তু বংশমর্যাদা রক্ষা করা চলে না । পুরাতন বাড়িটা ভবানীচরণ পাইয়া মনে করিলেন ভারি জিতিয়াছি । তারাপদর দল সদরে চলিয়া গেল । উভয়পক্ষের মধ্যে আর দেখাসাক্ষাৎ রহিল না ।
বিনোদন বাংলা ( ১৩ জুলাই ) : অভিনেতা মাহফুজ আহমেদ নতুন একটি ধারাবাহিকে পেশাদার খুনির চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে । অরণ্য আনোয়ার রূপকথা নামের এই দীর্ঘ ধারাবাহিকটি পরিচালনা করেছেন । নিজের চরিত্র সম্পর্কে মাহফুজ মিডিয়াকে বলেন , ' আমাকে এই নাটকে ড্যামকেয়ার একজন অপরাধীর চরিত্রে দর্শকরা দেখতে পাচ্ছেন । আমার চরিত্রটির নাম বিকাশ , যে একজন পেশাদার খুনি । আমি এখন প্রেমের নাটকের তোড়ে ভেসে যাচ্ছি । অথচ যখন অভিনয় শুরু করি , তখন নির্মাতারা
জামায়াত নেতাদের পক্ষে আইনজীবী ছিলেন তাজুল ইসলাম , গোলাম মো . চৌধুরী আলাল , ফখরুল ইসাম , মাসুদ আহমেদ সাঈদ প্রমুখ ।
অজিত বলেছেন : না মানে , আরকি , , এই ত , মানে কইবার চাই আরকি , রাজনীতিতে নামলে সবার প্রিয় নামটাই ত ব্যবহার করা ভালা নাকি
ব্লগে প্রকাশিত লেখা ও মন্তব্য একান্তই ব্লগারের । এ জন্য ব্লগ কর্তৃপক্ষ দায়ী নয় । যে কোন সমস্যায় জন্য ফিডব্যাকে যোগাযোগ করুন ।
আপনাকে স্বাগতম । যতটুকু জানি জানানোর চেষ্টা করবো >
প্রধান নদী সমূহঃ পুরনো ব্রহ্মপুত্র ( প্রায় মৃত ) এবং নরসুন্দা ; উল্লেখ্যযোগ্য জলাশয় পানান বিল ।
নাটোরে সড়ক ও জনপথ ( সওজ ) অধিদপ্তরের জলাশয় ইজারার দরপত্র জমা দেওয়ার সময় যুবলীগের কর্মীরা নিজ দলের এক ঠিকাদারকে কুপিয়ে গুরুতর আহত করেছেন । আহত শেখ মানিক ( ৩৪ ) জেলা যুবলীগের সদস্য । গতকাল বুধবার বেলা ১১টার দিকে সওজের নাটোর কার্যালয়ের প্রধান ফটকে পুলিশের সামনে এ ঘটনা ঘটে । এদিকে হামলার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে নাটোর শহরের কানাইখালী মহল্লা থেকে যুবলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ । তাঁরা হলেন আবদুস সামাদ ( ২৫ ) ও কামাল হোসেন ( ২২ ) । জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন , যাঁরা হামলা করেছেন , তাঁরা পৌর যুবলীগের কর্মী । নাটোর থানা ও সওজ সূত্র জানায় সওজের নাটোর - বগুড়া মহাসড়কের দুই পাশের জলাশয় ইজারার দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল দুপুর ১২টা পর্যন্ত । যুবলীগের নেতা শেখ মানিক দরপত্র জমা দিতে বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে সওজের নাটোর কার্যালয়ে যান । প্রধান ফটকের সামনে এলে সামাদ , কামালসহ যুবলীগের পাঁচ - ছয়জন কর্মী তাঁর পথরোধ করে দরপত্র জমা দিতে নিষেধ করেন । মানিক এতে রাজি না হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলে ওই যুবকেরা চাপাতি ও ক্ষুর দিয়ে তাঁর মাথা ও পায়ে অনেকগুলো কোপ দেন । এ সময় সেখানে পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত থাকলেও তাঁরা নীরব ভূমিকা পালন করেন । পরে ওই যুবকেরা মানিকের মোটরসাইকেল , দরপত্র , মুঠোফোনের সেট , টাকা ও ব্যাংকের চেক নিয়ে চলে যান । গুরুতর আহত মানিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । http : / / www . prothom - alo . com / detail / date / 2010 - 06 - 17 / news / 71561
বরগুনা , ১২ জুলাই : প্রশাসনিক অসহোযোগীতার কারণে বরগুনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পটি প্রত্যাহার করা হয়েছে । ইতিমধ্যেই র্যাব সদস্যরা বরগুনা থেকে তাদের আসবাবপত্র নিয়ে পটুয়াখালীতে চলে গেছেন । এ ঘটনায় বরগুনার আইনশৃংখলা পরিস্থিতির অবনতির হওয়ার আশংকা করা হচ্ছে । র্যাব সুত্র জানিয়েছে , র্যাব - ৮ সদস্যরা বরগুনা পুলিশ . . . বিস্তারিত »
বীরপুরুষ বলেছেন : ফইটকা বলেছেন : সবুরে মেওয়া ফলে । বেশী দেরী না করতে চাইলে মমতাজের " নান্টু ঘটক " এর সাথে দেখা করতে পারেন । আগুনের গুল্লা ছেলে থাকলে আগুনের গুল্লা মেয়েও আছে ।
- ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই মধ্যপ্রাচ্যের জনগণের দাবি : ইরানের সর্বোচ্চ নেতা
পায়ের শব্দ শুনি পদচিহ্ন দেখি না সামনে তাকিয়ে দেখি মানুষ দেখি না ।
১৯ মোঃ আফজাল হোসেন ( চেয়ারম্যান পিচ কমিটি ) সিংদাহ
স্থানীয় লোকজন ও রীমার পরিবারের সদস্যরা জানিয়েছে - কাদলা গ্রামের মৃত দ্বীন মোহাম্মদ পূত্র শামীম ( ২৮ ) গত ৭ / ৮মাস পূর্বে পার্শ্ববর্তী মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের পয়ালী গ্রামের আব্দুস সাত্তার মেম্বারের মেয়ে রীমাকে ভালবেসে বিয়ে করে । বিয়ের পরথেকেই নানা অযুহাতে শামীম তার স্ত্রীকে মারধর করত । ঘটনার আগের রাতেও রীমাকে তাঁর স্বামী ঘরের দরজা বন্ধ করে বেদম মারধর করে ।
এই ব্লগের এমন কেও আছে যে south - east university ( seu ) বা daffodil international university ( diu ) পরতেছে বা পরেছে । কিছু জানবার ছিল থাকলে দয়া করে ফোন নাম্বার দিয়ে যাবেন । একটু উপকার করেন ভাই ।
কাউন্সিলর : শাহাদত্ হোসেন রোড ছাড়াও নতুন নতুন রাস্তাঘাট করেছি । কবরস্থানের ১৪ বিঘা বেদখল জায়গা উদ্ধার করেছি । সমস্যা অনুপাতে ডিসিসির বাজেট কম ।
' রাজার ফুল বাগানে যাই , একটু হাঁটিয়া বেড়াই … . আমার মনে শান্তি নাই । '
মাঝে মাঝে তারা গুলোকে অচেনা লাগে আমি হয়ে যাই অন্য মানুষ আমি খুজে পাই তোমার পদচ্ছাপ ছুটে চলি তোমার পথে তোমারি আশায়
বগুড়ার ধুনটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে । রোববার সকালে ধুনট ডিগ্রী কলেজ মাঠে টূর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান টিআইএম নূরুন্নবী তারিক ।
৩ . ডঃ সাজ্জাদ হোসেন : অধ্যাপক , কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় , সৌদি আরব , এখন বাংলাদেশে
সময়ের পাড়ে ঘুরতে - ঘুরতে সময় পুরিয়ে গেল পাওয়া হলো না অচেনা পথের খোঁজ . দিগন্তের পথ ধরে চলছি তাই আনমনে নিরাশার শুষ্ক বর্ষনে কাটছে এখন রোজ । - - - - - - - বন্ধু সকল , আমি দুঃখীত তোমাদের সাথে " বন্ধু " সংখ্যায় থাকতে পারছি না বলে ।
বরিশালের গৌরনদী উপজেলার ধুরিয়াইল গ্রামের সফল চাষি মোঃ ইসমাইল মিয়া । চলতি বোরো মৌসুমে গুটি ইউরিয়া ব্যবহারের মাধ্যমে সুগন্ধি বাংলামতি ধানের চাষ করে আশানুরূপ ফলন পেয়েছেন । স্থানীয় কৃষি সমপ্রসারণ অধিদপ্তর শস্য কর্তনের পর প্রতি শতকে এক মণেরও বেশি ফলন ঘোষণা করেছে । শুধু ধান চাষেই সীমাবদ্ধ নেই ইসমাইল মিয়া । তিনি নিজের বাড়ির সামনে এক একর জমির উপর মাছের ঘের , পান বরজ , গবাদি পশুর খামার , হাঁসের খামার , বাউকুল ও আপেল কুলের বাগান , বিভিন্ন ফলদ বাগানসহ বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন ।
বাছ্যা বাছ্যা ফুল তুলে রক্তজবা সারি | জয়ানন্দ তুলে ফুল ঐ না সাজি ভরি | | জবা তুলে চম্পা তুলে গেন্দা নানাজাতি | বাছিয়া বাছিয়া তুলে মল্লিকা মালতী | | তুলিল অপরাজিতা আতসি সুন্দর | ফুলতুলা হইল শেষ আনন্দ অন্তর | | এক দুই তিন করি ক্রমে দিন যায় | সকালসন্ধ্যা ফুল তলে কেউ না দেখতে পায় | | ডাল যে নোয়াইয়া ধরে জয়ানন্দ সাথী | তুলিল মালতী ফুল কন্যা চন্দ্রাবতী | | একদিন তুলি ফুল মালা গাঁথি তায় | সেইত না মালা দিয়া নাগরে সাজায় | |
হযরত আয়শা ( রাঃ ) থেকে বর্ণিত - রজব মাসের শুরুতে রাসূল ( সাঃ ) এই দোয়া করতেন - ' আল্লাহুমা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান , ওয়া বাল্লিগনা রামাজান । ' অর্থাৎ হে আল্লাহ রজব ও শাবানকে আমাদের জন্য বরকতময় কর এবং আমাদের রমজানে পৌঁছে দাও । শবে বরাতের ফজিলত : হযরত আবু বকর ( রাঃ ) বর্ণনা করেন , রাসূল ( সাঃ ) ইরশাদ করেছেন - আল্লাহ তায়ালা শাবানের ১৫ তম রাত্রিতে দুনিয়ারু আসমানে অবতরণ করেন এবং সকল পাপী যারা ক্ষমা প্রার্থনা করে তাদের ক্ষমা করে দেন , তবে মুশরিক ও হিংসুকদের ক্ষমা করেন না - বায়হাকী । শাবান অর্থ ছড়ানো । রাফে হযরত আনাস ( রাঃ ) থেকে বর্ণনা করেন , শাবানকে শাবাব হিসেবে এ জন্য নামকরণ করা হয়েছে , যেহেতু উক্ত মাসে রোজাদারের জন্য ছড়ানো ছিটানো খায়ের , বরকত ও কল্যাণ হাসিল করার সুযোগ রয়েছে । আল্লাহপাক বিভিন্ন দিবস , রজনী , মাস ও সময়কে বৈশিষ্ট্যপূর্ণ এবং মর্যাদাবান করেছেন । বান্দাদের গোনাহ মাফির জন্য বিশেষ বিশেষ মুহূর্ত রেখেছেন । এর মধ্যে অর্ধ শাবানের রাত্রি একটি । এছাড়াও পূর্ণ মাসই অফুরন্ত ছোয়াব হাসিলের মোক্ষম সুযোগ রয়েছে । এ মাসে আল্লাহ বান্দাদের আমলের ছোয়াব বাড়িয়ে দেন । হুজুর ( সাঃ ) বলেন , এ মাসে সামর্থ্য অনুযায়ী ভাল কাজ করতে থাক , নিশ্চয়ই আল্লাহ ক্লান্ত হন না বরং তোমরা ক্লান্ত হয়ে যাও । ( বুখারী - মুসলিম )
আজ আর দাওয়ায় বসে , কেউ কথা বলে না ঢেঁকিতে আর ধান ভানার শব্দ হয় না ,
টানা হরতাল ও ছুটির মধ্যে জনজীবন ব্যাহত হয় । ব্যবসায়ীরা এ হরতালের বিরোধিতা করে আসছিলো ।
নীলফামারী , ১০ জুলাই : নীলফামারীতে পৃথক ঘটনায় দুইজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন । নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ছয়আনী গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত ও আটজন আহত হয়েছে । রোববার দুপুরে এ ঘটনা ঘটে । পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার . . . . বিস্তারিত »
মানুষ মাত্রই ভুল ! যদি আমার লেখার মাধ্যমে কাউকে মনে কষ্ট দিয়ে থাকি তবে উনার / উনাদের সমীপে বিনীত আরজ এই যে , শাহরুল করীম , শাহরুল আজিম , শাহরুল রহমাহ , শাহরুল মাগফিরহ এক কথায় এই মহান মাসটির কথা মনে রেখে আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন ; যেই মহান রব্বুল আলামিন এত মহান এবং এতই উদার যিনি কুরআনের ভেতর বলেছেন " তোমার গুনাহ যদি আসমান সমান হয় আর তুমি আমার কাছে এসে খাঁটি দিলে তওবা কর তাহলে তোমাকে আমি নিরাশ করবো না " - দোজাহানের মালিক যদি বান্দার প্রতি এমন দয়ালু হতে পারেন তাহলে আমাদের আসরের ভাইরাও কঠোর হবেন না , সেই আশাই করবো ; আর যে লেখার মাধ্যমে অন্য ভাইদের মনে ক্লেশ / বিবাদ সৃস্টি হবে তা দয়া করে ডেলিট করে দেবার অনুরোধ করছি এ্যাডমিন ভাইকে ;
পটুয়াখালীর বাউফল উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দক্ষিনে বাউফলের বানিজ্যিক রাজধানী কালাইয়া বন্দর । এই বন্দরের কাছেই গড়ে উঠেছে লঞ্চঘাট গ্রাম । এ গ্রামে প্রায় ২ হাজারেরও বেশী মানুষের বসবাস । অধিকাংশ মানুষ দরিদ্র । বাড়ির ভিটা ছাড়া কারও তেমন কোনো আবাদি জমি নেই । নিজে ব্যবসা করার মতো কারও তেমন পুঁজিও নেই । তাই বাড়ির পুরুষ পরের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে আর মহিলারা হোগলা পাতা দিয়ে চাটাই তৈরি করে পাইকারদের হাতে তুলে দিয়ে যে সামান্য আয় হয় তা দিয়েই কোনোমতে তাদের সংসার চলে ।
সরকারের জন্য আরো দায়িত্ব - কর্তব্য অর্থাৎ ফরয হচ্ছে - উনার পবিত্র বিছাল শরীফ উপলক্ষে ছুটি ঘোষণা করা । কেননা পহেলা মে , বুদ্ধ পূর্ণিমা , দুর্গাপূজাসহ অন্যান্য দিনে মুসলিম বিশ্বে ছুটি দেয়া হয় ; যার সাথে মুসলিম ঐতিহ্যের কোন সম্পর্ক নেই এবং যা মুসলমানদের কোন প্রয়োজনও নেই । শুধু তাই নয় , বরং বিধর্মীদের বিশেষ দিনগুলি মুসলমানগণের জন্য পালন করা সম্পূর্ণরূপে নাজায়েয ও হারাম এবং ঈমান নষ্ট হওয়ারও কারণ । প্রকৃতপক্ষে মুসলমান হিসেবে প্রত্যেকেরই উচিত ছিল মুসলিম ঐতিহ্য ও ইসলামী ফযীলতযুক্ত দিন যেমন , উম্মুল মু ' মিনীন আলাইহিননাস সালাম , আহলে বাইত শরীফ , হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম , হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের বিলাদত ও বিছাল শরীফ সম্পর্কে অবগত থাকা ।
ঘাতক আমির পলাতক রয়েছে । সন্দ্বীপ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে না পারলেও আমিরের মা , বাবা , বোনসহ ঘাতকের আশ্রয়দাতাকে সন্দেহজনকভাবে আটক করেছে । মামলার প্রস্তূতি চলছে । ঘটনার বিবরণে জানা গেছে , ৭ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় ঘাতক আমির মামার বাড়িতে বেড়াতে আসে । এ সময় ঘরে মামী ও তার চার মামাতো ভাই - বোন ছাড়াও অশীতিপর বৃদ্ধা নানী উপস্থিত ছিলেন । ঘটনায় বেঁচে যাওয়া মামাতো বোন তৃতীয় শ্রেণীর ছাত্রী সাথী ( ১১ ) জানায় , ভাইয়া আমির এলে মা তাকে আপ্যায়ন করান এবং তিনি নিজেও ইফতার করেন । আমি তখন বারান্দায় বসে ছোট ভাই মারুফকে ( ২ ) পাশে নিয়ে পড়তে বসি । এক পর্যায়ে আমির আমার কাছে ঘরের বটি চাইলে আমি তাকে বটি দেয়ার পরে সে বিস্কুটের শক্ত প্যাকেট কেটে বটি নিয়ে রান্না ঘরের দিকে যায় । কিছুক্ষণ পর স্মৃতির ( ৭ ) চিৎকার শুনতে পেয়ে আমি ভিতরে যাওয়ার সময় আমির রক্তাক্ত বটি হাতে আমার দিকে তেড়ে এসে বটি চালালে আমি হাত দিয়ে আমার কোলে থাকা ছোট ভাইকে বাঁচানোর চেষ্টা করি এবং চিৎকার করে ঘরের বাইরে চলে যাই । পাশের ঘরের হাজী আব্দুল বাতেন জানান চিৎকার শুনে আমি ঘরে গিয়ে দেখি বাচ্চা ঘরের মাঝখানের রুমে ও বাচ্চার মা রান্না ঘরে রক্তাক্ত ও নিথর অবস্থায় উপুড় হয়ে পড়ে আছে । এ সময় সাথীর বাম হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন ও রক্তাক্ত অবস্থায় দেখতে পাই । স্থানীয় ওয়ার্ড মেম্বার নোয়াব পুলিশের সহযোগিতায় সাথীকে দ্রুত হাসপাতালে প্রেরণ করেন বলে জানান । প্রবাসী কাদেরের বড় ভাই আব্দুল হাই জানান , গত কয়েকদিন ধরে আমির তার মামীকে দু ' লক্ষ টাকা কিংবা তার পরিবর্তে স্বর্ণালংকার প্রদানের জন্য চাপ দিচ্ছে বলে নিলুফা আমাকে মোবাইলে জানিয়েছে । সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ আলতাফ হোসেন জানান , অর্থলোভ চরিতার্থ করতে না পেরে ঘাতক এ বিভৎস ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে । এদিকে ঘটনাকে কেন্দ্র করে এ . এস . পি ( সার্কেল , সীতাকুন্ড ) রুহুল আমিন ছিদ্দিকী গতকাল শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন । জোড়া খুনের এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং উত্তেজনা বিরাজ করছে । সুরতহাল ও পোস্টমর্টেমের পর শুক্রবার বিকেল ৩ টায় নামাজে জানাজা শেষে নিহতদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।
লক্ষ্মীপুর পৌরসভার শাখারীপাড়া সড়কের এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে । ডাকাতেরা প্রায় এক কোটি টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে । স্বর্ণ ব্যবাসয়ী অপূর্ব লাল রায়ের ভাষ্যমতে , রাত তিনটার দিকে মুখোশপরা ২০ - ২৫ জনের ডাকাত বাড়ির প্রধান ফটকের তালা . . . ( পুরো সংবাদ )
কাশেম ভাইদের বাড়িতে রাতে ভাত খেয়ে বাড়িতে গেলাম , দেখি মা ভাত বেড়ে মাদুর পেতে বসে আছে । আমাকে দেখে মা বললেন - " কীরে , এতো রাইতে কই থাইক্যা আইলি ? ভাত বাইড়া বয়া আছি , তোর আব্বা শুইয়া পড়ব অসুস্থ মানুষ " । - মা একটু কাশেম ভাইগো বাড়িত গেসিলাম । ভাত খামুনা , খাইয়া আইসি , থুইয়া দাও । আমার কথা শুনে মা উঠে গেলেন । আমি পা ধুয়ে শুয়ে পড়লাম ।
যদি বলি কোন শব্দগুলো শুনতে ভালো লাগে ? উত্তর খুঁজে বের করে আনা টাফ নয় । গান , বাজনা , পাখির ডাক , মায়ের ডাক , বৃষ্টি , সাগরের ঢেউ , নদীর পানির ছলাৎ ছলাৎ , শিশুর অস্ফুট বাক্য , বাশির সুর , ঘুম পাড়ানির গান এরকম হাজারটা খুঁজে পাওয়া যাবে ।
নারায়ণগঞ্জ , ১২ জুলাই : রাজধানী ঢাকার পার্শ্ববর্তী চার নদী বালু , শীতলক্ষ্যা , বুড়িগঙ্গা , তুরাগ নদীর অবৈধ দখলমুক্ত করতে না পারায় হাইকোর্ট পাচঁ সচিবসহ এগারো কর্মকর্তার বিরুদ্ধে রুল জারির মাত্র ২৪ ঘণ্টার মাথায় . . . . বিস্তারিত »
সূরা ফাতির ( মক্কায় অবতীর্ণ ) , আয়াত সংখাঃ ৪৫
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার জানান , ইতিমধ্যে দুই বার বারকাউনিয়া ৫০ মিটার ব্রীজ নির্মাণের জন্য টেন্ডার আহ্বায়ন করা হয় এবং প্রথম ও দ্বিতীয়বার আওয়ামীলীগ সমর্থিত ঠিকাদার ব্রীজের টেন্ডারও পায় । তিনি ক্ষোভের সাথে বলেন , একজন বিশেষ ব্যক্তি কাজটি বিএনপি সমর্থিত ঠিকাদারকে দেওয়ার জন্য কৌশলে তৃতীয়বার টেন্ডার আহ্বান করেন । এতে আওয়ামীলীগ সমর্থিত ঠিকারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় ।
লালমনিরহাট জেলা বাস ও মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শ্রমিকদের উপেক্ষা করে কোনো মালিক বাস চালানোর চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেয়ারও ঘোষণা দিয়েছেন ।
ভোলা , ২৭ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : ইসলামী আন্দোলন বাংলাদেশ ' র প্রেসিডিয়াম সদস্য চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ ফজজুল করীম বলেছেন , এদেশে ওলামা - এ - কেরামদের ফতোয়া বাদ দিয়ে ইসলাম বিরোধী আইন পাস করার ষড়যন্ত্র করা হচ্ছে ।
বাগেরহাট , ২৭ জুন : বাগেরহাট - খুলনা মহাসড়কের ফকিরহাটের লকপুর নামকস্থানে সড়ক দুর্ঘটনায় সুমন নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে । এ সময় আহত হন আরো ১৫ জন । সোমবার বেলা সাড়ে ১১ টায় এই দুর্ঘটনাটি ঘটে । নিহত সুমন খুলনা আজমখান কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র । . . . . বিস্তারিত »
প্রজন্ম ফোরাম » ফোকাস » সুপার কার - জাপান থেকে
তির্যক বলেছেন : অতকিছু বুঝিনা । প্রথমে দেখতে হবে কুরান । তারপর হাদিস । আর যাকে ইসলামী চিন্তাবিদরা সরিয়ে দিয়েছেন । তাকে আমি কি বলতে পারি । আসলেই কি ওনার হাদিস বাজেয়াপ্ত করা হয় নি ?
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আগামী ২০১১ - ২০১২ অর্থবছরের জন্য ৯১৫ কোটি ১৫ লাখ ৬১ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে । মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের মেয়র এম মনজুর আলম চট্টগ্রাম মহানগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন । এবারের বাজেটে ২০১০ - ২০১১ অর্থবছরের ৩২৫ কোটি ৬৮ লাখ ৭৪ হাজার টাকার সংশোধিত বাজেটসহ ২০১১ - ২০১২ অর্থ বছরের ৯১৫ কোটি ১৫ লাখ ৬১ হাজার টাকার বাজেট ঘোষিত হয়েছে । বাজেটের ৯১৫ কোটি ১৫ লাখ ৬১ হাজার টাকার মধ্যে ৬৪০ কোটি ৮৬ লাখ ৬১ হাজার টাকা নিজস্ব উৎস থেকে প্রাপ্তি ধরা হয়েছে ।
লিভিং আর্টস ফেব্রুয়ারি ৬ , ২০১১ @ ১১ : ৫৭ অপরাহ্ন
শেরপুর , ১২ জুলাই : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়ার পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অপরাধে হায়দার আলী ( ৫০ ) নামে একজনের বিনাশ্রম ছয় মাসের কারাদণ্ড দিয়েছে বিশেষ ভ্রাম্যমাণ আদালত । পুলিশ ও নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে . . . . বিস্তারিত »
হাইমচর উপজেলায় গত ২ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৬ ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে আ ' লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থীরা পরাজিত হন । নির্বাচনে পরাজয় মেনে না নিয়ে ১টি ইউনিয়নের ফলাফল বন্ধ ও ৩টি ইউনিয়নের ভোট পুনঃগণনার জন্য হাইকোটে রিট আবেদন করেন । রিট আবেদনের প্রেক্ষিতে ভোট পুনঃগণনা হলে জয়ী হওয়ার সম্ভাবনা না থাকায় উপজেলায় রক্ষিত ব্যালট পেপারের প্যাকেট খুলে বিজয়ীদের ব্যালট সরিয়ে ফেলার কৌশল জানতে পেরে নব - নির্বাচিত চেয়ারম্যানদের শতশত সমর্থক গত সোম ও মঙ্গলবার ২ রাত উপজেলা কমপ্লেক্স রাত জেগে পাহারা দিয়েছে । এ নিয়ে এলাকা জনগণের মাঝে নানা মুখরোচক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে । জানা যায় , নির্বাচন সংক্রান্ত মাননীয় হাইকোটের মামলা ও সুপ্রিম কোর্টে আপিল আবেদনসহ দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত ২ জুন অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৬টি ইউনিয়নের বহু কাক্সিক্ষত ইউপি নির্বাচন । নির্বাচনে ৬ ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে আ ' লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থীরা পরাজিত হন । নির্বাচনে পরাজয় মেনে না নিয়ে ৪নং নীলকমল ইউনিয়নের ফলাফল ঘোষণা বন্ধ করে দেন আ ' লীগ নেতারা । রিটার্নিং অফিসার আরাফাত উদ্দিনকে গভীর রাতে কোয়ার্টারের দরজা ভেঙ্গে থানায় এনে ৪ দিন পর বিজয়ী চেয়ারম্যান রতন হাজী ও উপজেলা আ ' লীগ সহ - সভাপতি আমিনুল হক বাবুল সরকারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করান । মামলার পর বিজয়ী হওয়ার সম্ভবনা না দেখে পরাজিত প্রার্থী নাছির সরদার ১নং গাজীপুর ইউনিয়নের পরাজিত প্রার্থী হাবিবুর রহমান গাজী ও ৫নং হাইমচর ইউনিয়নের পরাজিত প্রার্থী শাহাদাৎ সরকার পৃথক প্রথকভাবে মহামান্য হাইকোটে রিট পিটিশন দায়ের করেন । গত ১৪ তারিখ হাইকোটে বিচারপতি এ এইচ এম শামছুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে এ বিষয়ে আবেদনের প্রেক্ষিত শুনানি অনুষ্ঠিত হয় । মাননীয় হাইকোট ভোট পুনঃ গণনার জন্য ৩ সপ্তাহের রুল জারি করেন । হাইকোটের রায়ের প্রেক্ষিতে ভোট পুনঃগণনা হলে বিজয়ী হওয়ার সম্ভাবনা না থাকায় উপজেলা রক্ষিত ব্যালট পেপারের প্যাকেট খুলে বিজয়ীদের ভোট সরিয়ে ফেলার একটি সংবাদ হাইমচরে প্রচার হলে গত সোমবার ও মঙ্গলবার ২ রাত নব - নির্বাচিত চেয়ারম্যানদের সমর্থকরা সারা রাত জেগে উপজেলা কমপ্লেক্সে পাহারা দিয়েছে । একজন শীর্ষ জনপ্রতিনিধির গাড়ি রাত ১২ . ৩০টায় উপজেলা কমপ্লেক্সে প্রবেশ করে আবার জনতার উপস্থিতির আভাস পেয়ে ফিরে যাওয়ার ঘটনায় ব্যালট পেপারের ঘটনাটি পাহারাদারদের নিকট সত্য বলে প্রতীয়মান হয় । অবশেষে বুধবার উপজেলা হতে সরকারি ভাবে জেলা নির্বাচন অফিসে ব্যালট পেপারের সীলগালা প্যাকেট গুলো পুলিশি নিরাপত্তার মাধ্যমে নিয়ে যাওয়ায় জনতার মাঝে স্বস্তি ফিরে এসেছে । এ বিষয়টি মূুুুুুুুুুহুর্তের মধ্যে হাইমচরে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ এমকি আ ' লীগ নেতা কর্মীদের মাঝে চরম সমালোচনার ঝড় উঠেছে ।
সাদাত হাসান লিখেছেন : এই ফোরামে ছবির টপিক গুলা তেমন কেউ দেখে না
আজ দেখলাম ইসলামী টিভিতেও কোট - প্যান্ট পরা হুজুরেরা ভাষা আন্দোলন নিয়ে বয়ান দিচ্ছে … ব্যাপারটা কি ? জাগো বাহে কোনঠে সবায় ? ? ? ? ? ? ?
আহত পুলিশ সদস্যরা হলেন , এসআই ইদ্রিস আলী , কনস্টেবল মাহবুব , খলিল , খাইরুল ও মহিদুল । তাদেরকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে ।
হাতমুখ ধুয়ে কেউ হাত দিয়ে ভাত খায় । হাত খরচের টাকা মা ' র কাছে ছেলে চায় ।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল হক জানান , টাঙ্গাইল - ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার কদমতলি এলাকার রায়খালি ব্রীজের কাছে ১০ / ১৫জন হরতাল সমর্থক সড়কে টায়ার জ্বালায় এবং কলাগাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে ।
স্বামী হাসান সাঈদের নিষ্ঠুরতার শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা মঞ্জুর ভারত যাওয়ার আগে ল্যাবএইড হাসপাতালে সোমবার সাংবাদিকদের জানান , তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷ একমাত্র সন্তান আনুষার জীবন নিয়েও তিনি তখন শংকা প্রকাশ করেন ৷ শিশু সন্তান আনুষা এখন নানা মঞ্জুর হোসেনের হেফাজতে রয়েছে ৷ ওইদিন রুমানা আরও জানান , ২০০১ সালে বিয়ের পর বিগত ১০ বছর অনেক কষ্ট করে হাসান সাঈদের সঙ্গে সংসার করেছেন ৷ সব সময় তাকে মানসিক নির্যাতন করত হাসান সাঈদ ৷ তবে একমাত্র সন্তানের কথা ভেবে এসব বিষয় কাউকে জানাননি তিনি ৷ রুমানার বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মঞ্জুর হোসেন বলেন , হাসান সাঈদ পাষণ্ড ৷ সে তার মেয়ের দু ' চোখ উপড়ে ফেলতে চেয়েছিল ৷ ল্যাবএইড হাসপাতালের চিকিত্সক ও চক্ষু বিশেষজ্ঞ ডা . আনসারুল হক যুগান্তরকে জানান , ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রুমানা মঞ্জুরের দুটি চোখই হারানোর আশংকা রয়েছে ৷ সিটিস্ক্যান করে দেখা গেছে , বাম চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে ৷ আর ডান চোখের অবস্থাও খুবই খারাপ ৷ চেন্নাইয়ের শংকর হাসপাতালে এ বিষয়ে স্পেশাল টিম রয়েছে ৷
ময়মনসিংহ জেলার ইতিহাসঃ ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হবার পর এই ভূখন্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকারে আসে । বাংলা - বিহার - উড়িষ্যার সচেতন মানুষ কখনোই ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুঃসানকে নীরবে মেনে নেয়নি । বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলকে কেন্দ্র করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রজারা প্রতিরোধ কার্যক্রম সম্প্রসারিত করতে শুরু করে । দূরদর্শী বৃটিশরা রাজস্ব আদায় এবং স্থানীয় বিদ্রোহ দমনের সুবিধার্তে ১৭৮৭ সালের ১ মে ময়মনসিংহ জেলা গঠন করে । তৎকালীন ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থান সময়ের বিবর্তনে সিলেট , ঢাকা , রংপুর ও পাবনা জেলার অন্তর্ভূক্ত হয়ে পড়ে । মুক্তাগাছার জমিদার রঘুনন্দন আচার্যের দান করা জমিতে ১৮১১ সালে প্রতিষ্ঠিত ময়মনসিংহ শহরকে কেন্দ্র করে ১৮৪৫ সালে জামালপুর , ১৮৬০ সালে কিশোরগঞ্জ , ১৮৬৯ সালে টাঙ্গাইল ও ১৮৮২ সালে নেত্রকোনা মহকুমা গঠন করা হয় । হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন সরকার প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে ১৯৮৪ সালে ময়মনসিংহ জেলার মহকুমা টাঙ্গাইল , জামালপুর , কিশোরগঞ্জ এবং নেত্রকোণাকে স্বতন্ত্র জেলা হিসেবে ঘোষণা করে । পরবর্তীতে জামালপুর জেলাকে ভেঙ্গে শেরপুর নামে আরো একটি জেলা গঠিত হয় । সম্প্রতি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ভৈরব উপজেলাকেও জেলায় উন্নীত করেছে । ঐতিহাসিকগণের মতে , প্রাচীন বংগরাজ্য বৃহত্তর ঢাকা ও ময়মনসিংহ জেলা নিয়ে গঠিত ছিল । ময়মনসিংহ অঞ্চলেই হিন্দু রাজাগণ মৌর্য শাসন প্রতিষ্ঠা করেন । পরবর্তীকালে গুপ্ত ও পাল শাসকরা ময়মনসিংহ অঞ্চল শাসন করেন । সেন বংশীয় রাজাদের শাসনামলের শেষ দিকে নৈতিক স্খলন আর প্রশাসনিক দুর্বলতার সুযোগে মুসলমান বাদশাহগণ বাংলা অধিকার করলে ময়মনসিংহেও এর প্রভাব পড়ে । সিকান্দার শাহ্ এর আমল , মোঘল আমল , নবাবী আমল , কোম্পানী আমল এবং স্বাধীনতাপূর্ব পাকিস্তান আমলেও ময়মনসিংহ অঞ্চলের ব্যাপক প্রভাব - প্রতিপত্তি রয়েছে । ৩৯ টি পরগণা ময়মনসিংহ জেলার অন্তর্গত ছিল বলে সরকারি তথ্যমতে জানা যায় । পরগণাগুলো হলো - ময়মনসিংহ , আলাপসিংহ , জাফরশাহী , বনভাওয়াল , পুথুরিয়া , কাগমারী , আন্টীয়া , বড় বাজু , সেরপুর , হাজবাদি , খালিয়াজুরী , জয়নশাহী , কুড়ি খাই , নছরৎশাহী , লতিফপুর , মকিমাবাদ , আটগাও , বলরামপুর , বরিকান্দি , বাউ খন্দ , চন্দ্রপ্রতাপ , ঈদগা , ইছকাবাদ , বায় দোম , সিংধা দরজিবাজ , কাসেমপুর , নিক্লী , সাসরদি , হাউলী , জকুজিয়াল , ইছাপুর , বরদাখতি , পাতিলা দহ , তুলন্দর , ইছপসাহী , হোসেন শাহী , হোসেনপুর , সুসঙ্গ ও নাসিরুর্জিয়াল । ১৭৮৭ সালের ১মে বেগুনবাড়ির কোম্পানিকুঠিতে জেলার কার্যক্রম শুরু হয় । ১৭৯১ সালে সেহড়া মৌজায় জেলা অফিস স্থানান্তরিত হয় । ১৮৬৯ সালে ময়মনসিংহ পৌরসভা গঠিত হয় । ১৭৮৭ সালে ডাক ব্যবস্থার প্রচলন হবার পর ১৮৮০ সালে মানি অর্ডার ব্যবস্থা চালু হয় । ১৮৮১ সালে প্রথম আদমশুমারি হয় , ১৮৮৩ সালে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় , ১৮৮৪ সালে রাস্তায় প্রথম কেরোসিনের বাতি জ্বালানো হয় , ১৮৮৬ সালে ঢাকা - ময়মনসিংহ রেলপথ প্রতিষ্ঠা হয় , ১৮৯৯ সালে ময়মনসিংহ - জগন্নাথগঞ্জ রেলপথ চালু হয় । এসবই ময়মনসিংহ জেলার অতীত গৌরবময় ঐতিহ্যের প্রতিচ্ছবি । বৃটিশ বিরোধী বিভিন্ন আন্দোলন , পাগলপন্থী বিদ্রোহ , ফকির বিদ্রোহ , টংক আন্দোলন , তেভাগা আন্দোলন , কৃষক আন্দোলন , ৬৯ - এর গণ আন্দোলন , ১৯৭১ এর মুক্তিযুদ্ধসহ গণতান্ত্রিক প্রতিটি আন্দোলন সংগ্রামে ময়মনসিংহ অঞ্চলের সাহসী মানুষের উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতি রয়েছে ইতিহাসের পাতায় । মুক্তিযুদ্ধের প্রথম পর্যায়ে জলছত্র - মধুপুর , ভালুকা , ফাতেমা নগর ( কালির বাজার ) - এর প্রতিরোধ যুদ্ধ যেমন গুরুত্বপূর্ণ একইভাবে গুরুত্বপূর্ণ তেলিখালির যুদ্ধ এবং ধানুয়া কামালপুরের যুদ্ধও । ময়মনসিংহ জেলার অবস্থানঃ ময়মনসিংহ বাংলাদেশের অন্যতম বৃহৎ , প্রাচীন এবং সমৃদ্ধ জেলা । ময়মনসিংহ জেলার উত্তরে গারো পাহাড় এবং ভারতের মেঘালয় রাজ্য , দক্ষিণে গাজীপুর জেলা , পূর্বে নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলা এবং পশ্চিমে শেরপুর , জামালপুর ও টাঙ্গাইল জেলা । জেলার ভৌগোলিক অবস্থানঃ ২৪০০২ ' ৩১ " থেকে ২৫০২৫ ' ৫৬ " উত্তর অক্ষাংশ এবং ৮৯০৩৯ ' ০০ " থেকে ৯১০১৫ ' ৩৫ " পূর্ব দ্রাঘিমাংশ । নামকরণঃ অন্যান্য জেলার মতোই ময়মনসিংহ জেলার নামকরণ নিয়েও ইতিহাসবিদদের মধ্যে ভিন্নমতের প্রচলন রয়েছে । ময়মনসিংহ ছাড়া নাসিরাবাদ এবং মোমেনশাহী নাম দুটিই এ অঞ্চলে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে এসেছে । মোগল আমলে মোমেনশাহ নামে একজন সাধক ছিলেন , তাঁর নামেই মধ্যযুগে অঞ্চলটির নাম হয় মোমেনশাহী । ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তাঁর পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহ ' র জন্য এ অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন , সেই থেকেই নসরতশাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি । প্রকাশ আছে , নাসিরাবাদ নাম পরিবর্তন হয়ে ময়মনসিংহ হয় একটি ভুলের কারণে । বিশ টিন কেরোসিন বুক করা হয়েছিল বর্জনলাল এন্ড কোম্পানীর পক্ষ থেকে নাসিরাবাদ রেল স্টেশনে । এই মাল চলে যায় রাজপুতনার নাসিরাবাদ রেল স্টেশনে । এ নিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হয় । পরবর্তীতে আরো কিছু বিভ্রান্তি ঘটায় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ময়মনসিংহ রাখা হয় । সেই থেকে নাসিরাবাদের পরিবর্তে ময়মনসিংহ ব্যবহৃত হয়ে আসছে । ১৭৭৯ - তে প্রকাশিত রেনেল এর ম্যাপে মোমেসিং নামটি বর্তমান ' ময়মনসিংহ ' অঞ্চলকেই নির্দেশ করে । তার আগে আইন - ই - আকবরীতে ' মিহমানশাহী ' এবং ' মনমনিসিংহ ' সরকার বাজুহার পরগনা হিসাবে লিখিত আছে ; যা বর্তমান ময়মনসিংহকেই ধরা যায় । এসব বিবেচনায় বলা যায় সম্রাট আকবরের রাজত্ব কালের পূর্ব থেকেই ময়মনসিংহ নামটি প্রচলিত ছিলো । জেলা পত্তন কালে ময়মনসিংহ অঞ্চলের সমৃদ্ধ জমিদারগণ সরকারের কাছে জেলার নাম ময়মনসিংহ রাখার আবেদন করলে সরকার তা গ্রহণ করে নেন । ময়মনসিংহ জেলার প্রশাসনিক তথ্যঃ বর্তমানে ময়মনসিংহ জেলার আয়তন দাঁড়িয়েছে ৪৩৬৩ . ৪৮ বর্গ কিলোমিটার যা দেশের মোট আয়তনের ২ . ৯৬ % । ময়মনসিংহ জেলায় রয়েছে ১২টি উপজেলা , ১৩টি থানা , ১০টি পৌরসভা , ১৪৬টি ইউনিয়ন , ২২০১টি মৌজা , ২৭০৯টি গ্রাম । জেলার উপজেলাগুলো হলো - ঈশ্বরগঞ্জ , গফরগাঁও , গৌরীপুর , ত্রিশাল , ধোবাউড়া , নান্দাইল , ফুলপুর , ফুলবাড়ীয়া , ভালুকা , ময়মনসিংহ সদর , মুক্তাগাছা এবং হালুয়াঘাট । ময়মনসিংহ জেলার ইউনিয়নগুলো হলো - ধোবাউড়া উপজেলাঃ দক্ষিণ মাইজপাড়া , গামারীতলা , ধোবাউড়া , পোড়াকান্দুলিয়া , গোয়াতলা , ঘোষগাঁও , বাঘবেড় । হালুয়াঘাট উপজেলাঃ ভূবনকুড়া , জুগলী , কৈচাপুর , হালুয়াঘাট , গাজিরভিটা , বিলডোরা , শাকুয়াই , নড়াইল , ধারা , ধুরাইল , আমতৈল , স্বদেশী । মুক্তাগাছা উপজেলাঃ দুল্লা , বড়গ্রাম , তারাটী , কুমারগাতা , বাশাঁটী , মানকোন , ঘোগা , দাওগাঁও , কাশিমপুর , খেরুয়াজানী । ফুলপুর উপজেলাঃ ছনধরা , রামভদ্রপুর , ভাইটকান্দি , সিংহেশ্বর , ফুলপুর , পয়ারী , রহিমগঞ্জ , বালিখা , কাকনী , রূপসী , বালিয়া , বওলা , ঢাকুয়া , বানিহালা , তারাকান্দা , গালাগাঁও , কামারগাঁও , রামপুর , কামারিয়া , বিসকা । গৌরীপুর উপজেলাঃ মইলাকান্দা , গৌরীপুর , অচিন্তপুর , মাওহা , সহনাটী , বোকাইনগর , রামগোপালপুর , ডৌহাখলা , ভাংনামারী , সিধলা । ময়মনসিংহ সদরঃ অষ্টধার , কুষ্টিয়া , বোররচর , পরানগঞ্জ , সিরতা , চরঈশ্বরদিয়া , চরনিলক্ষীয়া , আকুয়া , খাগডহর , দাপুনিয়া , ঘাগড়া , ভাবখালী , বয়ড়া । ফুলবাড়ীয়া উপজেলাঃ নাওঁগাও , পুটিজানা , কুশমাইল , বালিয়ান , দেওখোলা , ফুলবাড়ীয়া , বাক্তা , রাঙ্গামাটিয়া , এনায়েতপুর , কালাদহ , রাধাকানাই , আছিম , ভবানীপুর । ত্রিশাল উপজেলাঃ ধানীখোলা , বৈলর , কাঠাল , কানিহারী , রামপুর , ত্রিশাল , হরিরামপুর , সাখুয়া , বালিপাড়া , মঠবাড়ী , মোক্ষপুর , আমিরাবাড়ি । ঈশ্বরগঞ্জ উপজেলাঃ ঈশ্বরগঞ্জ , সোহাগী , সরিষা , আঠারবাড়ী , জাটিয়া , মাইজবাগ , মগটুলা , রাজিবপুর , উচাখিলা , তারুন্দিয়া , বড়হিত । নান্দাইল উপজেলাঃ বেতাগৈর , মোয়াজ্জেমপুর , নান্দাইল , চন্ডিপাশা , গাংগাইল , রাজগাতী , মুশুল্লী , সিংরইল , আচারগাঁও , শেরপুর , খারুয়া , জাহাঙ্গীরপুর । গফরগাঁও উপজেলাঃ রসুলপুর , বারবাড়ীয়া , চরআলগী , সালটিয়া , যশরা , রাওনা , মশাখালী , গফরগাঁও , পাঁচবাগ , উস্থি , লংগাইর , পাইথল , দত্তেরবাজার , নিগুয়ারী , টাংগাব । ভালুকা উপজেলাঃ উথুরা , মেদুয়ারী , ভরাডোবা , ধীতপুর , বিরুনিয়া , ভালুকা , মল্লিকবাড়ী , ডাকাতিয়া , কাচিনা , হবিরবাড়ী , রাজৈ । সর্বশেষ আদমশুমারী ( ২০০১ সালে অনুষ্ঠিত ) অনুযায়ী ময়মনসিংহ জেলার মোট জনসংখ্যা ৪৪ , ৮৯ , ৭২৬ জন । এর মধ্যে পুরুষের সংখ্যা ২২ , ৯৭ , ৩০২ জন এবং মহিলার সংখ্যা ২১ , ৯২ , ৪২৪ জন । মোট জনসংখ্যার ৯৪ . ৭৩ % মুসলমান , ৪ . ২৫ % হিন্দু , ০ . ৭৫ % খ্রিষ্টান এবং ০ . ০৬ % বৌদ্ধ । জেলার নির্বাচনী আসন নম্বর ১৪৬ - ১৫৬ এবং মোট ভোটার সংখ্যা ২৯১৬৭১১ জন ( পুরুষ - ১৪৪২৬৯৮ জন এবং মহিলা - ১৪৭৪০১৩ জন ) । জেলার বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১ . ২৭ % ।
মিরসরাই , ২৭ জুন : প্রয়াত ভাষাসৈনিক মাওলানা আহমেদুর রহমান আজমীর নামে একটি সড়কের নামকরণ করার দাবি জানিয়েছেন মিরসরাইয়ের সুধীজন ও বিভিন্ন শ্রেণীর মানুষ । সরেজমিনে ভাষা সৈনিক আহমেদুর রহমান আজমীর এলাকায় গেলে , আবুরহাট - মাদবারহাট সংযোগ . . . বিস্তারিত »
হামারা গুলাবী ভায়া কাহা গায়া ? ওসকো বিনে ব্লগ নেহি জমতা ! ও হামকো কাহা হামারা ব্লগমে অনলি ৫জন রেহতাহে ! ! হাম আরো একজন হারালাম হা ! ! হামারা কান্না আতিহে ! !
বৃদ্ধকে কুপিয়ে হত্যার মিনিট দশেক পরে ঘটনাস্থলের কাছেই মৃত্যু হয় ঘাতক রহিম মোল্লার ( ৫০ ) ।
আমাদের সাথে আছে 222 অতিথি এবং 1 সদস্য অনলাইন
বাদামতলীর চাল ব্যবসায়ী আকবর হোসেন জানান , শুধু মোটা চালই নয় , গত কয়েকদিন ধরে সব ধরনের চালের দরই বাড়ছে । তিনি বলেন , ' সরকারের হাতে চালের খুব একটা মজুদ নেই ' - এমন খবর ছড়িয়ে রাইসমিলগুলো বাড়তি ফায়দা লুটছে । মিল থেকে চাল সরবরাহ কমিয়ে দেয়া হয়েছে । তবে গত কয়েক দিনে মোটা চালের দরই বেশি বেড়েছে বলে জানান পাইকারি চাল বিক্রেতা আকবর হোসেন ।
সিলেট , ১০ এপ্রিল : সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে । গত ৯ জুলাই রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন উভয় কমিটি অনুমোদন করেছেন ।
হাসিব রহমান বলেছেন : হা হা হা । চলবে । কাব্যগ্রন্থ করার ইচ্ছা আছে
বাহুবল ( হবিগঞ্জ ) উপজেলা সংবাদদাতাঃ সাড়ে ৪শ ' প্রার্থীর প্রচারণায় সরগরম হয়ে উঠেছে বাহুবলে গ্রাম , গঞ্জ , হাট , বাজার । প্রচারণার জ্বালায় সাধারণ মানুষের স্বাভাবিক কাজকর্ম তো ব্যাহত হচ্ছে - ই , দরজায় তালা ঝুলিয়েও শানি - ঘুমাতে পারছেন না ভোটাররা । ফলে প্রার্থী সমর্থকদের সাথে
এখন থেকে লগ ইন করার সময় এই নাম ব্যবহার করুন । আর পাসওয়র্ড আগেরটাই । যদি গ্যাঞ্জাম করে তবে এই পোস্ট থেকে নামটা কপি করে ইউজার নামের জায়গায় পেস্ট করে দেবেন ।
কত বিবেকবান মানুষ . . . . রে চারদিকে । coreattire ভাই / আপা , এক কমেন্টে আরেক কমেন্টেরে লেজ লাগানোর দরকার কি ?
( এই লেখাটি পড়েছেন : ৩০৭ জন )
নাটোর , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : নাটোরে পেট্রোল দিয়ে ট্রাক পুড়িয়ে দেয়ার ঘটনায় আটক ৫ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত । আজ মঙ্গলবার দুপুরে নাটোরের চিফ . . . . বিস্তারিত পড়ুন »
১ । শাফায়াতের ( সুপারিশ ) দর্শন কি ? শাফায়াতের বিশ্বাস কি মানুষকে গুনাহের প্রতি প্ররোচিত করে ? । ( আয়াতুল্লাহ আল উজমা নাসের মাকারেম শিরাজি )
অজিত বলেছেন : বস , আমারে ত এক্সাম দৌড়ের উপর রাখছে । তারপরো আছি । চালান
তাহমিদ হল যে কয়েক বার ডেট লক ভাইয়ের কাছে ঝাড়ি খাইসে
সোমবার সোমবার মধ্যরাতে ছোট ভাইয়ের ( রেজা য়ারিফ ) স্ত্রীর একটি পুত্র সন্তান হল । অনেকদিন থেকেই বেশ শারীরিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিল । তাছাড়া বাচ্চাটা পৃথিবীতে আসার পূর্ণ মেয়াদ হয়নি । তবু বাধ্য হয়ে অপারেশন করতে হল । প্রথমে বাচ্চাটাকে রাখা হল ইনকিউবিটরে । অক্সিজেন সাপোর্ট দিয়ে । ফুসফুসের কার্যক্ষমতা পুরো না হবার কারনে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল পিচ্চি বাবুটার । একদিন অপেক্ষার পর ছোট বাচ্চাটাকে ভেল্টিলেটরের সাপোর্ট দিতে হল । মা এক জায়গায় , আর বাচ্চাটা এক জায়গায় ! সোমবার থেকে মা আর ছেলেটা হাসপাতালে । গতকাল ডাক্তার বললেন , অবস্থা আগের চেয়ে ভাল । আশা করছেন , আগামী ৫ / ৭ দিনের মধ্যে মা আর সন্তানকে ছেড়ে দিতে পারবেন । গতকালই বিলের খবর নিতে যেয়ে আমি হার্টবিট মিস করে ফেলেছি । ভুল শুনেছি মনে করে আবার জেনে নিশ্চিত হলাম যে , ৫ দিনে বিল এসেছে ২ লাখ ৭০ হাজারের কিছু কম বেশি . . .
মজা নিতে মুঞ্চায় বলেছেন : পাহাড়ে উইঠা মজা নিতে মুঞ্চায় ! !
আরো দেখুন : কোডার কথন ( একটি রম্য গল্প ) - ১
২ . ইকদুর দুরার মিন আখবারিল মাহদিয়্যিল মুনতাযার , শায়খ ইউসুফ ইবনে ইয়াহইয়া আসসুলামী
Posted by সাপ্তাহিক ২০০০ | আন্তর্জাতিক , প্রবাসের চিঠি , সাক্ষাৎকার , সারাদেশ | শনিবার 5 ফেব্রুয়ারি 2011 11 : 07 পুর্বাহ্ন ২৩ মাঘ ১৪১৭
পোষ্ট করেছেন : ৭ টি মন্তব্য করেছেন : ৮৬ টি ব্লগ লিখছেন ০ বছর ৫ মাস ২৩ দিন ব্লগটি দেখা হয়েছে : ৩১৬ বার
ডিম দিয়েছে রড দিয়েছে আরো দিয়েছে গাল তাই তো সাকার পুটু ফুলেছে সেফ হোমে কাল
প্রথম প্রেম চলাকালীন সময়ে প্রথম প্রেম নিয়া কিছু লেখা লিখসিলাম । কোন একদিন সেইগুলা উঠায়ে দিমুনে এক পোস্টে . . . আপাতত , বাচ্চা পোলাপাইনদের দিয়াই শুরু হউক . .
অবরুদ্ধ বিএনপি কার্যালয় ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন গতকালও আগের দিনের মতোই বিএনপি ' র কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ । কার্যালয়ের ভেতরে কাউকে ঢুকতে কিংবা বের হতে দিচ্ছে না । সাংবাদিকরা ঢুকতেও পরিচয়পত্র দেখতে চাইছে পুলিশ । রাতে নয়াপল্টনে হোটেল ভিক্টরিতে অবস্থান করা দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর , স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সকাল সাড়ে ৬টায় কার্যালয়ের সামনে আসেন । কার্যালয়ের ভেতরে অবস্থান করা যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সকাল ৬টার দিকে নিচে নেমে আসেন । তবে এদের কেউই পুলিশের ব্যূহ ভেদ করে রাস্তায় নামতে পারেননি । দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা কার্যালয়ে রয়েছেন । নয়াপল্টনে দলীয় কার্যালয়ে পুলিশি বেষ্টনীর মধ্যে থেকে বিএনপি ' র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন , আপনারা দেখেছেন , কিভাবে আমরা অবরুদ্ধ হয়ে আছি । সরকার বিরোধী দলকে সভা - সমাবেশ এবং রাস্তায় দাঁড়াতে দিচ্ছে না । দেশে যে গণতন্ত্র নেই , এটা তারই নমুনা । স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন , আমাদের কয়েকজনকে কয়েক শ ' পুলিশ ঘিরে রেখেছে । একটি রাজনৈতিক দলের কার্যালয়ের এই অবস্থা ! এর অর্থ দেশে গণতন্ত্র নেই । এভাবে গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখা হয়েছে ।
নিউইয়র্ক থেকে এনা : কর্ণেল তাহের হত্যা মামলায় রায় প্রত্যাখান করে বিএনপির আন্তর্জাতিক সম্পাদকসহ যুক্তরাজ্য , যুক্তরাষ্ট্র এবং কানাডা বিএনপি , তারেক পরিষদ , যুবদল , জাসাসের নেতৃবৃন্দ বলেছেন , স্বাধীনতার মাসে স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে বিচার বিভাগে প্রভাব খাটিয়ে এ রায় দেয়া হয়েছে ।
আরো একটি রাত তোমার সাথে বন্ধ দু ' চোখে আমার ভালবাসা দেব তোমায় একটি রাত আরো আরো একটি রাত সাথে সাথে আরেকটিবার জড়িয়ে নাও আমায় আমার ভালবাসার কারনে । । . . .
আরটিভি দুপুর ১ - ১০ অনুতপ্ত ( শাবনাজ , নাঈম ) বাংলাভিশন দুপুর ১ - ০৫ মনে রেখো আমায় ( রিয়াজ , পূর্ণিমা ) । জি বাংলা দুপুর ২ - ৩০ হাঁদা ভোঁদা ( মিঠুন , অরিত্র ) । সন্ধ্যা ৭ - ৩০ জি বাংলা গৌরব সম্মান ২০১১ । ডিডি বাংলা বিকেল ৪ - ৩০ প্রস্তর স্বাক্ষর ( সৌমিত্র চট্টোপাধ্যায় , সন্ধ্যা রায় ) । রাত ১১ - ০৫ শ্রদ্ধাঞ্জলি ( প্রসেনজিৎ , শতাব্দী ) । ইটিভি বাংলা সকাল ৮ - ৩০ হাতে রইল । দুপুর ১২ - ০০ শুধু তোমারই জন্য । ২ - ৩০ অন্নদাতা ( প্রসেনজিৎ , শ্রীলেখা মিত্র ) আকাশ বাংলা দুপুর ২ - ৩০ গুরু দক্ষিণা ( তাপস পাল , শতাব্দী রায় , রঞ্জিৎ মল্লিক ) । সন্ধ্যা ৬ - ৩০ রাজকুমারী ( উত্তম কুমার , তনুজা ) । স্টার জলসা দুপুর ১ - ৩০ সঙ্গী ( জিৎ , রঞ্জিৎ মল্লিক ) । রাত ৮ - ৩০ গ্যাঁড়াকল ( প্রসেনজিৎ , রচনা , যীশু ) । জি টিভি দুপুর ১ - ০০ মেরা নাম জোকার । ৪ - ০০ ফ্যাশন ( প্রিয়াঙ্কা চোপড়া ) । সনি বেলা ১১ - ৩০ পার্টনার ( সালমান খান , গোবিন্দ , ক্যাটরিনা কাইফ ) । বিকেল ৫ - ৩০ এফএএলটিইউ । স্টার প্লাস দুপুর ১ - ৩০ ওয়ান্টেড ( সালমান খান , আয়শা টাকিয়া , বিনোদ খান্না ) জি সিনেমা ( ভারত ) সকাল ৮ - ৩০ লোফার ( অনিল কাপুর , জুহি চাওলা ) । ১২ - ০০ ধরমবীর ( ধর্মেন্দ্র , জিতেন্দ্র , জিনাত আমান ) । ৪ - ৩০ শান ( সুনীল দত্ত , শশী কাপুর , অমিতাভ বচ্চন ) । ৮ - ৩০ নায়ক ( অনিল কাপুর , রানী ) । জি প্রিমিয়ার ( ভারত ) সকাল ১০ - ০০ রোক সাকো তো রোক লো ( সানি দেওল ) । ১ - ৩০ দুলহান হাম লে যায়েঙ্গে ( সালমান খান , কারিশমা ) । ৫ - ৩০ আপ কা সুরুর ( হিমেশ , মল্লিকা শেরাওয়াত , হান্সিকা ) । ৮ - ৩০ আমির । সেট ম্যাক্স ( ভারত ) সকাল ৮ - ৩০ তেজাব ( অনিল কাপুর , মাধুরী দীক্ষিত ) । ১২ - ৩০ এফএএলটিইউ । ৪ - ০০ মোহাব্বতে ( অমিতাভ বচ্চন , শাহরুখ খান , ঐশ্বরিয়া রাই ) । ৮ - ৩০ কিং নাম্বার ওয়ান ( নাগার্জুন ) । স্টার মুভিজ ( হংকং ) সকাল ১০ - ২৫ উইপ ইট ( ড্রিউ ব্যারিমোর ) । ১২ - ২০ অ্যালিয়েনস ইন দ্য অ্যাটিক । ১ - ৫০ ওল্ড ডগস ( জন ট্রাভোল্টা , রবিন উইলিয়ামস ) । ৩ - ২৫ ফাইভ হান্ড্রেড ডেজ অব সামার । ৫ - ০৫ দ্য প্রপোজাল ( স্যান্ড্রা বুলক ) । ৭ - ০০ দ্য সরসেরারস অ্যাপ্রেন্টিস ( নিকোলাস কেজ ) । ১১ - ০০ ফ্ল্যাটলাইনারস ( কেভিন বেকন , কিফার সাদারল্যান্ড , জুলিয়া রবার্টস ) এইচবিও সকাল ১০ - ০০ ক্লাউডি উইথ এ চান্স অব মিটবলস । ১২ - ০০ হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অব দ্য ফিনিক্স ( ড্যানিয়েল র্যাডক্লিফ ) । ৩ - ০০ হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ - ব্লাড প্রিন্স ( ড্যানিয়েল র্যাডক্লিফ ) । ৬ - ১৫ ইমাজিন দ্যাট ( এডি মারফি ) । ৮ - ৩০ বোর্ডওয়াক এম্পায়ার ( স্টিভ বুচেমি ) । ৯ - ৩০ কিক - অ্যাস ।
৭ই মার্চ বিপুল সংখ্যা গড়িষ্ঠতায় বিজয়ী আওয়মি মুসলিম লীগের অস্তিত্ব অস্বীকার করায় , রেসকোর্স ময়দানে বঙ্গ বন্ধু শেখ মুজিবর রহমানের ঝাঁজাল ভাষন আর কড়া হুশিয়ারিতে ভূট্টো - জিন্নার বিচি কাধেঁ উঠে যায় । পাকি মাগির সন্তানেরা বুঝতে পাড়ে রাজত্ব শেষ । শুরু হয় ধ্বংসযজ্ঞের প্রস্তুতি । আঁকা হয় হয় ' অপারেশান সার্চলাইট ' নামে নির্বিচারে বাঙালি হত্যার নীল নকশা । কোথায় কখন কিভাবে কি করা হবে , ২৫সে মার্চ কাদের মারা হবে সব পরিকল্পনা , রাতের আধারে কাপুরুষের মত পিঠে ছুড়ি বসিয়ে নিরস্ত্র অসহায় বাঙালি দমন । ওরা জানত দিনের আলোয় বা রাতে আঁধার যাই হোক , সামনা সামনি বাঙালীদের বালটাও ফেলা যাবে না , আর যদি কোন ভাবে বাঙালী হাতে অস্ত্র পায় , তাহলে ওদের মেশিনে ভরে ব্লেন্ডিং করে ছেড়ে দেবে । তাই যতটুকু পারাযায় ওরা ধ্বংস করবে বলে ঝাপিয়ে পড়ে ক্লান্ত , পরিশ্রান্ত , ঘুমন্ত , অসহায় , নিরস্ত্র বাঙালীদের ওপর ।
সতীত্ব বাচানোর চেষ্টা ! এই ঘটনার সাথে আপ্নারা কতটুকু পরিচিত ? [ ৭৭৩ ]
নিউজডেস্ক , বাংলাদেশনিউজ২৪x৭ . কম পটুয়াখালীর বাউফলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচার মৃত্যু হয়েছে । গতকাল ভোরে বাউফলের কালিশুরী এলাকার সিংহের কাঠি গ্রামে এ ঘটনা ঘটে । পুলিশ জানায় , ওই এলাকার বৃদ্ধ নুর মোহাম্মদ খন্দকার ( ৬৫ ) - এর সাথে তার ভাতিজা দৌলত খন্দকারের দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল । রবিবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য নুর মোহাম্মদ মসজিদের উদ্দেশে রওয়ানা হলে ভাতিজা দৌলত তার পথরোধ করে । এ সময় ধারালো অস্ত্র দিয়ে নুর মোহাম্মদকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে । খবর শুনে এলাকাবাসী আহত নুর মোহাম্মদকে নিয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তির জন্য রওয়ানা হলে পথিমধ্যে নুর মোহাম্মদ মারা যায় । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / এসএ .
৮ . মুহাদ্দিস ইবনে তুলুন হানাফী রাহ . ( ৯৫৩ হি . ) তার কিতাবের নাম
আল্লাহ পাক স্বয়ং উম্মুল মু ' মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে আহলে বাইত হিসেবে ঘোষণা করেছেন এবং পূত - পবিত্রা করেছেন
জানা যায় , পিরোজপুর অফিসে কর্মরত থাকা অবস্থায় কর্মকর্তা শফিকুল ইসলাম ও আলী আজগর জ্যামী বিভিন্ন সময় প্রতারণার মাধ্যমে ভুয়া নামের গ্রাহক দেখিয়ে লোন বরাদ্ধ করে প্রায় সাড়ে আট লক্ষ টাকা আত্মসাত করে । বিষয়টি জানাজানি হলে অফিস কর্তৃপক্ষ টাকা ফেরতের শর্তে মামলা না করে তাদেরকে বরখাস্ত করে । কিন্তু তারা টাকা পরিশোধ না করায় ৩ জুলাই ব্র্যাক ব্যাংকের পিরোজপুর শাখার জোনাল ম্যানেজার মো . রাসেল বাদী হয়ে অফিসের ছয় লক্ষ ৫৮ হাজার তিনশত টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুর সদর থানায় মামলা করেন ।
নগদ বলেছেন : কালাপাহাড় ভাই , আমার কি ব্যবস্থা করবেন ?
৩৩ . ছালাহুদ্দীন মাকবুল আহমাদ , আল - মারআতু বায়না হিদায়াতিল ইসলাম ওয়া গাওয়াতিল ই ' লাম ( কুয়েত : দারুল ইলাফ আদ - দাওলিয়া , ১ম প্রকাশ , ১৯৯৭ / ১৪১৮ হিঃ ) , পৃঃ ২৬৯ ।
আসামীদের মধ্যে সাইদ ও সোবহান পলাতক রয়েছে । এই মামলার প্রধান আসামী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় ।
জনতা : রাস্তাঘাট দেখলে মনে হয় পূর্ব গোড়ান এলাকার মা - বাপ নেই ।
ঢাকা , ১২ জুলাই : ইন্দিরা গান্ধীর মাধ্যমে শুরু হচ্ছে মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশীদের সম্মাননা জানানো প্রক্রিয়া । সম্মাননাস্বরূপ স্বাধীনতা পদকের সমমানের স্বর্ণপদক তাদের দেয়া হবে । জীবিত নাগরিকদের দেয়া হবে সম্মানসূচক নাগরিকত্ব । ধাপে ধাপে প্রায় . . . বিস্তারিত »
লেখক বলেছেন : তাইলে বুঝাইতে পারলাম ? [ বুঝানোতে সফল হবার ইমো হবে ]
বাবুয়া বলেছেন : নিক ' টা যদি " ফিমেল নিক " হয় - তাহলে ষোলো আনাই পুর্ণতা পাবে ।
স্মৃতিতেও তুমি , বিশ্বাসেও তুমি , প্রতিটি নিশ্বাসে তুমি ; দীর্ঘ রাত তুমি , স্বপ্নেও তুমি , দৃষ্টিসীমানায় তুমি ।
ঠাকুরগাঁও উপজেলার মাঠগুলোতে বোরো ধান কাটার হিড়িক পড়েছে । দেশের বিভিন্ন জেলায় কাজে থাকা লোকজন বাড়িতে এসে তারাও পুরোদমে কাস্তে হাতে মাঠে নেমেছে শ্রমিকদের সাথে । অপরদিকে গৃহবধুরাও বসে নেই , তারাও উঠান তৈরীসহ ধান শুকানোর কাজে ব্যাস্ত । জমিতে সোনালী রং মাখা পাকা ধান কাটতে পাড়ায় পাড়ায় কৃষাণ - কৃষাণীর মুখে ফুটে উঠছে হাসির ঝিলিক । গতকাল শুক্রবার উপজেলার বনগাঁও , পাঁচঘরিয়া , আমগাঁও , কামারপুকুর , বকুয়া , ডাঙ্গীপাড়া , হরিপুর , তোররা , ভাতুরিয়া , কাঠালডাঙ্গী বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে , কৃষক ও কৃষি শ্রমিকরা সকাল হতে সন্ধ্যা পর্যন্ত জমিতে ধান কাটছেন । কেউবা ধানের অাঁটি বাধছেন , আবার কেউবা ধানের অাঁটি মাথায় নিয়ে যাচ্ছেন কৃষকের বাড়ির উঠানে । অন্যদিকে কৃষক পরিবারের গৃহবধুরাও ধান শুকিয়ে গোলায় নিচ্ছেন । লখড়া গ্রামের কৃষক আলম চলতি বোরো মৌসুমে ১০বিঘা জমিতে দেশী জাতের ধান চাষ করেছেন । ৩বিঘা জমির ধান কেটে ঘরে তুলেছেন । বাকী ৭বিঘা জমির ধান ৩ / ৪দিনের মধ্যে কাটবেন প্রতি বিঘায় ফলন হয়েছে ১৮ / ২০মন করে । তিনি আরো জানান , বোরো রোপা রোপনের শুরু থেকে পোকার আক্রমন নেই , সার , বিষ , বিদূ্যৎ সময় মত পাওয়ায় এবং আবহাওয়া অনুকুলে থাকায় এবার বোরোর বাম্পার ফলন হয়েছে । ধীরগঞ্জ গ্রামের কৃষক মোস্তাফিজুর রহমান জানান , তিনি ৪ বিঘা জমিতে বি - ২৮ জাতের ধান আবাদ করেছিলেন সার , বিষ বিদূ্যৎ সময মত দেওয়ায় ফলন পেয়েছেন ৮০ মন । তিনি আরো বলেন , প্রাকৃতিক দুর্যোগ ও রোগ বালাইয়ের আক্রমন না থাকায় , বেশি সার প্রয়োগ না করে ও আমনের পর এবার বোরোর বাম্পার ফলন হযেছে । চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ৮ , ৭০৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে কৃষি সমপ্রসারন বিভাগ । এর মধ্যে হাইব্রীড জাতের ধান আবাদ হয়েছে ৩৫০ হেক্টর , উফশী জাতের ধান আবাদ হয়েছে ৭ হাজার ৩৩৫ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে । আর উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ( চাল আকারে ) ৩০ হাজার টন । গত বছরের তুলনায় এ বছর বেশি পরিমান জমিতে বোরো আবাদ হওয়ায় আশা করা হচ্ছে গত কয়েক বছরের উৎপাদনের লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে । কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সূত্রে জানিয়েছে , এই উপজেলায় ৯ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে । ঠাকুরগাঁও জেলায় এবার ৬৫ হাজার ১৮৩ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে । এ প্রসঙ্গে উপসহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মোঃ আঃ আজিজ জানান , সার , বীজ , সময় মত পাওয়ায় এবং পোকার আক্রমন না থাকায় এবার বোরোর আশাতীত ফলন হয়েছে । কোথাও কোন প্রাকৃতিক বিপর্যয় না হওয়ায় চলতি বছর বোরোর রেকর্ড পরিমান উৎপাদন হবে । = - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - শাকিল আহম্মেদ , ঠাকুরগাঁও
লেখক বলেছেন : হা হা ! ভাল লাগার গতানুগতিক প্রকাশ আর সাধারণ কিছুতে দায়সারা প্রশংসা শুনতে একদম মন চায় না । ঠিক আছে , ধন্যবাদ ।
মিরসরাই , ২৭ জুন : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ১৫ কেজি গাজা ও একটি মাইক্রোবাসসহ দলিল উদ্দিন ( ২৫ ) নামে এক ব্যক্তিকে আটক করেছে কুমিল্লা কোতয়ালী থানার পুলিশ । সোমবার রাত সাড়ে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই থানার উপপরিদর্শক ( এসআই ) নাজির আলম এর নেতৃত্বে ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের . . . বিস্তারিত »
চে গুয়েভারা ২ বলেছেন : আবাল । লালন কে নবী রাসুল বলে না গুরু গোসাই বলে । আর ইবনে বতুতার ভ্রমণ কাহিনী পরেন সুফীরা কি করতো ভালো ভাবে জানবেন । রাহুল সংকৃত্যায়ন পরেন সুফীবাদ আসলে কি ছিলো তা ও জানবেন । মাদ্রাসা পাশা পোলাপাইনের বই পইরা ফাল পাইরেন না । আমি মুসলিম । কিন্তু অন্ধ নই
প্রশ্ন ( ২২ / ২২ ) : কুরবানীর গোশত তিন ভাগ করা যাবে কি ? - ওবায়দুল্লাহ পলাশবাড়ী , গাইবান্ধা । উত্তর : কুরবানীর গোশত তিন শ্রেণীর ব্যক্তিদের মধ্যে বণ্টিত হবে । আল্লাহ বলেন , ' তা হ ' তে তোমরা খাও , অভাবগ্রস্তকে খাওয়াও এবং ভিক্ষাকারীকে দাও ' ( হজ্জ ৩৬ ) । ইবনু আববাস ( রাঃ ) বলেন , রাসূলুল্লাহ ( ছাঃ ) কুরবানীর গোশত তিন ভাগ করে একভাগ নিজ পরিবারকে খাওয়াতেন ও একভাগ অভাবী প্রতিবেশীদের দিতেন ও একভাগ সায়েলদের মধ্যে ছাদাক্বা করতেন ' । প্রয়োজনে ভাগে কম - বেশী করা যাবে । কিংবা সবটুকু ছাদাক্বা করায়ও কোন দোষ নেই ' ( মির ' আত ৫ / ১২০ ; ইবনু কুদামা , মুগনী ১১ / ১০৮ - ০৯ ) ।
নিউইয়র্ক থেকে এনা : কানাডায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । জানুয়ারির ৩০ তারিখে কানাডার টরন্টোতে অবতরণ করার কথা শেখ হাসিনার । এ উপলক্ষে কানাডা এবং যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারে ব্যাপক তৎপরতা পরিলতি হচ্ছে । বাস যোগে ওয়াশিংটন ডিসি , নিউজার্সী , বস্টন , নিউইয়র্ক থেকে প্রবাসীরা কানাডা যাবার প্রস্তুতি নিচ্ছেন । টরন্টো এয়ারপোর্টে তাঁকে ব্যাপক সংবর্ধনা জ্ঞাপন ছাড়াও নাগরিক সংবর্ধনা জ্ঞাপনের পরিকল্পনাও রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান । কানাডা সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে শেখ হাসিনার বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে । কানাডায় ঘাপটি মেরে থাকা বঙ্গবন্ধুর ঘাতক হিসেবে দোষী সাব্যস্ত নূর চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারেও শেখ হাসিনা আলোচনা করবেন বলে ক ' টনৈতিক সূত্রগুলো বার্তা সংস্থা এনাকে আভাস দিয়েছে ।
১৮ শতকের শেষাংশ হতে উনিশ শতকের মাধ্য সময় পর্যন্ত গীত প্রধান পদ্যছন্দে ধর্মীয় কিংবা সমাজ ভিত্তিক কাহিনীগুলিকে রুপকল্পের মাধ্যমে চরিত্রে চিত্রিত করে তার মঞ্চে কিংবা খোলা আসরে অভিনীত হত মুলতঃ তাইই যাত্রা গান এর পরে অবশ্য ইংরেজী থিয়েটারের প্রভাবে যাত্রার মুল চেহারা বদলাতে থাকে । যাহোক সে সময়ে নড়াইলের জমিদার বাড়ী কেন্দ্রীক সংস্কৃতি জাকজমকের সংগে সম্পন্ন হত এবং এর প্রভাবে উৎসাহিত হয়ে বিভিন্ন এলাকায় যাত্রাসহ সাংস্কৃতিক অন্যান্য বিষয় ও বিখ্যাত গায়ক , অভিনেতা , অভিনেত্রী সুরশিল্পীসহ যোগ্যতা সম্পন্ন মানুষের আবির্ভাব নড়াইলে দেখা যায় । জমিদার ভ্রাতা বাবু মহীন্দ্র রায় সর্বপ্রথম নড়াইলে যাত্রাদল গঠন করেন এবং বিখ্যাত অভিনেতা শেলকম সাহেব তার দলভূক্ত ছিলেন । এরপর অত্র জেলায় নিম্নবর্ণিত যাত্রাদল গঠিত হয় এবং দলগুলো অতি সুনামের সাথে পরিচালিত হতে থাকে । ০১ । মুকুল অপেরা , মহিষখোলা , নড়াইল । ০২ । মহামায়া যাত্রা নলদীরচর গোবরা , নড়াইল । ০৩ । স্মৃতি দুর্গা অপেরা গোবরা নড়াইল । ০৪ । মালিয়াট যাত্রা পার্টি , মালিয়ার্ট নড়াইল । ০৫ । দিপালী অপেরা , কালিয়া , নড়াইল । ০৬ । রংমহল অপেরা , কালিয়া , নড়াইল । ০৭ । সত্যস্বর অপেরা , সিংগাশোলপুর , নড়াইল ইত্যাদি যাত্রাদল ও খ্যাতিমান শিল্পী কুশলী সম্পর্কে জানা যায় ।
হাওয়া হারা দমের কাজ নাই , নাই কাম মেরুদন্ড কি অন্ড শোয়ানো বিয়ানো বিশ্রাম ।
হাসিলে কাঁদিতে হয় বলে ছিল মায় কেন তুমি বলেছিলে আর তো হাসি নাই ।
০৬ মিনিটি লেট । অইতো অইতো নো । নগরে চদর ভদর চলইতো নো ।
পাবনা , ১১ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : পাবনার সাঁথিয়া উপজেলায় দুর্বৃত্তরা এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে । তার নাম হবিবুর রহমান ( ৬৫ ) । আজ সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে । সাঁথিয়া থানার ওসি বজলুর রশিদ জানান , ভোররাতে একদল সশস্ত্র দুর্বৃত্ত উপজেলার ধুলাউড়ী ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের হবিবুর রহমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী মাঠে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায় । আজ সোমবার সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এসএস / সস / ১২ . ০৯ঘ . )
হাবিব রহমান বলেছেন : গাইবেন ? তবে চলেন গাই . . . এই জাওয়ানি চায় যে তোমায় চায়
তাং - ০৯ - ০৭ - ২০১১ইং । নিহত শওকতের মা পেকুয়া সদর ইউনিয়নের নন্দীর পাড়া এলাকার মৃত ফজল আহমদের স্ত্রী আয়েশা বেগম বাদি হয়ে ওই মামলা দায়ের করেন । আসামীরা হলো - টৈটং ইউনিয়নের নাপিত খালী ছৈয়দ আহমদের কন্যা স্বামী পরিত্যক্তা হাবিবা সোলতানা শিরিন , তার মা সাজেদা বেগম , ভাই কফিল উদ্দিন ও ইয়াছিন মোহাম্মদ আরাফাত । আটকাবস্থায় তাদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে । জানা যায় , গত ৭জুন বৃহস্পতিবার বিকালে গৃহকর্ত্রী হাবিবা সোলতানা শিরিনের চট্টগ্রামস্থ হামজারবাগ আবাসিক এলাকার বাসায় কাজের ছেলে শওকতের মৃত্যু হয় । তাকে গৃহকর্ত্রী শিরিন ও তার মা - ভাই মিলে অমানুষিক , বর্বর নির্যাতন ও পিটিয়ে হত্যা করেছে বলে নিহত শওকতের মা আয়েশা বেগম সাংবাদিকদের জানান ।
আমি খাই নাই কেননা প্রদর্শনের জন্য একটাই কচুগাছ আনছে । তবে কর্তৃপক্ষ তথ্য উপাত্ত উপস্থাপন করছে যে চুলকায় না ।
শোক বিপদ অত্যাচারের রঙ্গভূমি পশ্চাতে পড়িয়া রহিল - - জীবনের কারাগার পশ্চাতে পড়িয়া রহিল । উদয়াদিত্য মনে করিলেন এ - বাড়িতে এ জীবনে আর প্রবেশ করিব না । একবার পশ্চাৎ ফিরিয়া দেখিলেন । দেখিলেন রক্তপিপাসু কঠোরহৃদয় রাজবাটী আকাশের মধ্যে মাথা তুলিয়া দৈত্যের ন্যায় দাঁড়াইয়া আছে । পশ্চাতে ষড়যন্ত্র , যথেচ্ছাচারিতা , রক্তলালসা , দুর্বলের পীড়ন , অসহায়ের অশ্রুজল পড়িয়া রহিল , সম্মুখে অনন্ত স্বাধীনতা , প্রকৃতির অকলঙ্ক সৌন্দর্য , হৃদয়ের স্বাভাবিক স্নেহমমতা তাঁহাকে আলিঙ্গন করিবার জন্য দুই হাত বাড়াইয়া দিল । তখন সবে প্রভাত হইয়াছে । নদীর পূর্ব পারে বনান্তের মধ্য হইতে কিরণের ছটা ঊর্ধ্বশিখা হইয়া উঠিয়াছে । গাছপালার মাথার উপরে সোনার আভা পড়িয়াছে । লোকজন জাগিয়া উঠিয়াছে । মাঝিরা আনন্দে গান গাহিতে গাহিতে পাল তুলিয়া নৌকা খুলিয়া দিয়াছে । প্রকৃতির এই বিমল প্রশান্ত পবিত্র প্রভাত - মুখশ্রী দেখিয়া উদয়াদিত্যের প্রাণ পাখিদের সহিত স্বাধীনতার গান গাহিয়া উঠিল । মনে মনে কহিলেন , " জন্ম জন্ম যেন প্রকৃতির এই বিমল শ্যামল ভাবের মধ্যে স্বাধীনভাবে বিচরণ করিতে পাই , আর সরল প্রাণীদের সহিত একত্রে বাস করিতে পারি । "
ইতালি জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছেন গত বিশ্বকাপ - ব্যর্থতার পরই । এবার খেলোয়াড়ি জীবনেরই ইতি টানলেন ফ্যাব . . .
রাসূল ( স ) সিজদায় থাকাকালে বহু আবেগময় দোয়া করতেন এর একটি দোয়া নিম্নরূপঃ অর্থ : হে আল্লাহ তোমার জন্যই সিজাদা করলাম । তোমারই উপর ঈমান আনলাম এবং তোমারই নিকট আত্মসমর্পণ করলাম । তোমারই ওপর নির্ভর করলাম , তুমি আমার প্রভু । আমার চেহারা ঐ সত্তার নিকট সিজদারত হলো যিনি তাকে সৃষ্টি করেছেন ও আকৃতি দান করেছেন এবং তাকে শ্রবণ ও দৃষ্টিশক্তি দান করেছেন । আল্লাহ বরকতময় । তিনিই সকল স্রষ্টার সেরা । "
উপজেলার জোরারগন্জ বাজারে দীর্ঘ দু ' বছর ধরে বাজার উন্নয়ন কমিটি না থাকায় এসব বিষয়ে নজর দেয়ার কেউ নেই । কাঁচা বাজার সম্প্রসারণ করা হলেও ড্রেনেজ ব্যবস্থার উন্নতি হয়নি ।
উজান পানি বাইয়া রাজা পানসী বাইয়া যায় । নাগরীয়া যত লোক করিল বিদায় । । দানদক্ষিণা আদি পূণ্যকার্য করি । রাণীর কাছে সঁপিয়া গেল কুলের কুমারী । ।
উল্লেখ্য , গত ৬ ও ৭ জুলাই বিএনপি - জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন সকালে সংসদ ভবনের সামনে মিছিল করতে চাইলে বিএনপির সংসদ সদস্যদের বাধা দেয় পুলিশ ।
যশোর , ২৬ জুন : যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন নিহত ও দশজন আহত হয়েছে । এসময় বাড়িঘর ভাঙচুর , লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে । গ্রামবাসীরা জানায় , রোববার বেলা ১১টার দিকে রায়পুর ইউনিয়নের ছিলুমপুর বাজারে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপনের সমর্থকদের . . . . বিস্তারিত »
ধাপ পদ্ধতিতে জমির আইলে শাকসবজি চাষ করে জেলার পশ্চাত্পদ বিল এলাকার চাষিরা ব্যাপক সাফল্য পেয়েছেন । গোপালগঞ্জ জেলার বৃহত্তম জলাভূমি কোটালীপাড়া উপজেলার বাঘিয়ার বিল , ও মুকসুদপুর উপজেলার চান্দার বিলের অন্তত ৫০টি গ্রামে জমির আইলে এ পদ্ধতিতে চাষ হয়েছে । এ পদ্ধতিতে চাষের জন্য ডিসেম্বরের শুরুতে কচুরিপানা দিয়ে জমির আইলে ধাপ তৈরি করা হয় । তারপর শাকসবজি চাষ করা হয় । ধাপ পদ্ধতিতে চাষাবাদ করে কৃষক ফলন ও অর্থ দুই - ই পান ।
বাম পাশে সাদা দাড়িওয়ালা চাচা শুধু বামদিকে তাকাচ্ছেন আর একটু পর পর আমার দিকে সরে আসছেন . . . . প্রথমে বুঝতে পারি নি , পরে একটু ভাল করে খেয়াল করতেই বুঝতে পারলাম , ওয়ান লাইন এর একটি বাস আমাদের বি আর টি সি বাসের সাথে প্রায় লেগে যাচ্ছে । এ ভয়ে চাচা আমার দিকে
সূরা আসর ( মক্কায় অবতীর্ণ ) , আয়াত সংখাঃ ৩
বাবার প্রশ্নের জবাব দেবার ঝুঁকিটা আর নিলো না মাটিল্ডা । চুপ করে রইলো । সে বুঝতে পারছিলো ভেতরে ভেতরে রাগে ওর ব্রহ্মতালু পর্যন্ত জ্বলে যাচ্ছে । বাবা - মাকে অপছন্দ করা যে খুব খারাপ সেটা জানে সে । কিন্তু অপছন্দ না করে থাকাটাও অসম্ভব মনে হচ্ছে ! অনেক রকম বই পড়ে পড়ে জীবনের অনেক রকম রূপও দেখা শুরু করেছে মাটিল্ডা , যেসব সম্পর্কে ওর বাবা - মায়ের কোন ধারণাই নেই । তারা যদি একটু ডিকেন্স কিংবা কয়েক পাতা কিপলিং পড়তো তাহলে বুঝতো মানুষকে ঠকানোর চেয়ে বা সারাদিন বসে টিভি দেখার চেয়েও আরো কতো কি করার আছে জীবনে ।
যতদূর জানি ফাতেমী খেলাফত এর কিছু আংশ হযরত সালাউদ্দিন আইউবী রহমতুল্লাহি আলাই তাদের শাষন কর্তদের শরিয়ে ইসলামের প্রকিত শাষন কায়েম করেছিলেন । এ ব্যপারে আমার পরাশুনা করতে হবে । আপনার প্রশ্নই আমাকে এ বেপারে আগ্রহী করে তুলার জন্য যথেষ্ট । ধন্যবাদ
ঘাড়ত্যাড়া আবুল বলেছেন : এদিকে বোয়ালরা ঠিকই বেছে নিয়েছে ঝোপ , এক্কেবারে জায়গামত বসিয়ে দিবে কোপ ঘাড়ে কোপ না বসালেই হল
অমনি দাসী ' ওমা ! এ কি গো ! কি হবে গো ! ' বলে কাঁদতে লাগল । সে অনেক করেও কুলো হাত থেকে নামাতে পারলে না ।
আগন্তুক বলেছেন : আসলেই দিনকে দিন ঢাকার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে
আমরা যে হাতেগোণা কয়েকজন বাঙালিত্ববাদী দর্শনে বিশ্বাসী , তাদের মধ্যে খুবসম্ভবত আমি এবং আনুপই প্রথম আমাদের নাম " তৎসম বাঙালি " ও " জনৈক বাঙাল " লিখতে শুরু করি । এরপর চয়ন " অনাহুত বাঙাল " লেখা শুরু করে । আমরা কেউ কাউকে সজ্ঞানে প্রভাবিত করবার চেষ্টা করেছি ব ' লে মনে পড়ে না । প্রভাবক যা কাজ করেছে , তা নিঃসন্দেহে স্বেচ্ছাবিবেচনাতেই ।
মাঝে মাঝে এলেক্সা র্যাংকিং দেখি আমার বিভিন্ন সাইটের । কিছুদিন আগে আকাশ বলল যে রংমহল ১০০ + এ আসছে । তখন চেক করিনি । কি মনে করে যেন আজকে চেক করতে গিয়ে দেখি রংমহল ১৭৬ নম্বরে ( বাংলাদেশ থেকে ) রয়েছে । নিঃসন্দেহে এটি একটি ভাল খবর । সূত্র http : / / www . alexa . com / siteinfo / rongmohol . com # trafficstats যখন রংমহল শুরু করেছিলাম ( সেই ২০০৮ এর অক্টোবরে ) তখন বুঝতেও পারিনি এতদূর আসবে রংমহল । [ . . . ]
আচ্ছা ! কয়দিন আগে কোন এক পত্রিকায় পড়েছিলাম - আর্মি পরিবারগুলোকে এক কোটী টাকা ও একটি করে কন্ডো দেয়া হউক । ভাই আমাকে কি একটু জানাবেন ! সবজি বিক্রেতার ছেলে , দিনমুজুর , রিক্সাওয়ালা , আর নিরপরাধ বি . ডি . আর . এর পরিবারকে কি একি পরিমান ক্ষতি পুরণ দেয়া হবে ? নাকি ! ক্ষতি পুরন এর . . .
অফিস শেষ বাসায় ফিরবো রিকশা পাচ্ছিলাম না , পেটটাও ক্ষুধায় চো চো করছে । হাটতে হাটতে দৈনিক বাংলার মোড় ক্রস করে একটু আগাতেই একটা জটলা চোখে পড়লো । হাতে সময় আছে ভাবলাম রিকশা যেহেতু পাচ্ছি না একটু আগাই আর ঘটনাটাও জেনে আসি । দু ' চার জনকে ধাক্কা দিয়ে সরাতেই একজন চিৎকার করে উঠলো আমি সিরিয়ালে আছি , টাকা দিয়া দাড়াইয়া আছি দশ মিনিট ! আমি রিতিমত আশ্চর্য কেনো ? লোকটার জবাব কানা নাকি দেখেন না যাদের টাকা নিছে হেগো মুড়ি দিতাছে আমি হইলাম সবার শেষে । আমি আবার আশ্চার্যনিত হইলাম ! মুড়ি তার জন্য এতো ভীড় । কখনো যদি বাসায় কেউ বানিয়ে সামনে এনে দেয় দয়া করে খাই , কখনো বাসায় বলি না মুড়ি বানাতে । এছাড়া রাস্তা ঘাটের মুড়ি প্রশ্নই ওঠে না হুমম ! আবার রিকশা খোজা । ক্রমেই জায়গাটাতে জটলা বাড়ছে আমি রিকশা পাচ্ছি না , আমার আগ্রহ বেড়ে যাচ্ছে মুড়ির প্রতি । লাইনে দাড়াবো কি দাড়াবো না ভাবতে ভাবতে দাড়িয়ে পড়লাম । পাক্কা পনের মিনিট পড় আমার সিরিয়াল , ১০ টাকা মুড়ি দেয়ার পূর্বেই নিয়েছিলো । ১০ জন করে টাকা নেয় । উচ্চতায় পাঁচ ফিটের মত হবে হালকা শরীর গাল ভর্তি দাড়ি , মাথায় টুপি পড়া ব্যক্তিটি আমার দিকে তাকিয়ে বলল কি দিয়া খাইবেন । আমি জিজ্ঞাসা করলাম কি দিয়া খাইবেন মানে ? মুরগির কলিজা , গিলা , মাথা না দুই পিচ আলু দিমু । আমি ভেবে বললাম মুরগির গিলা দিয়া দেন । মুড়ি বানানো শেষে আমার হাতে দিলো ওফফ সেকি ঘ্রান আর স্বাদ পাঠক কি আর বলবো ! আমি খাচ্ছি আর ঘোরের মাঝে আছি , একি মুড়ি খাচ্ছি নাকি অন্য কিছু ! এখন প্রায়ই খাই গতকাল বিকালেও খেলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ! ভিড়ের মাঝে ছবি তুললাম , ছবি তুলতে গিয়ে সিরিয়াল দিতে লেট সো আমার নাটকের রিহার্সেলে যেতেও লেট হয়েছিলো । মোল্লা মামার মুড়ি খেতে গেলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে ঃ ১ . টাকা হাতে নিয়ে সিরিয়ালে দাড়াতে হবে ২ . বিভিন্ন পদের মুড়ি আছে যেমন মুরগির গিলা দিয়ে , মুরগির কলিজা দিয়ে , মুরগির নরলি দিয়ে , মুরগির রান দিয়ে , আলু দিয়ে , নো বিফ । ৩ . কোন ভাবেই পার্শ্বেল নেয়া যাবে না , স্পটেই খেতে হবে । পার্শ্বেল দেন না , তবে আপনি আপনার যে কোন অনুষ্ঠানে যেমন গায়ে হলুদ , মুসলমানি বা ছোটখাটো অনুষ্ঠানে মোল্লা মামার মুড়ি খাইয়ে অবাক করে দিতে পারেন অতিথীদের । পাঠক লিখতে গিয়ে আমার মুখে পানি চলে এসেছে ! ! প্রথম মনে হবে কোন গন্ডগোল হয়েছে তাই জটলা লিফলেট পড়ে বুঝতে পারবেন আসলে কি ? সচ্ছ কাচের ফাকে দেখা যাচ্ছে মুড়ি বানানোর মসলা [ / img ] মোল্লা মামা মুড়ি বানাচ্ছেন মোল্লা মামার মুড়ি বানানো শেষ , কাগজমুড়ে মুড়ি দিচ্ছেন [ / img ]
এতে ঘটনাস্থলেই মাওলানা শামসুল হুদা নিহত হন । আহত হন নিহতের পুত্র হাফেজ জুনাইদ । এছাড়া স্থানীয় পল্লী ডাক্তার মাওলানা আকতারসহ আরো একজন গুরুতর আহত হন । নিহতের লাশ মর্গে পাঠানো হয় ।
ভুক্তভোগী কৃষক কচুপাত্রার শাহ আলম জানান , " লোনা পান্তে মোগো জমি শেষ হইছে । এহোন মোগো এমন বীজ ধান লাগবো , যা লাগাইলে পুইর্যা যাইবো না । "
মাগুরা , ১১ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : মাগুরায় জমির মালিকানা দাবি করে এক কৃষকের ১ একর জমির পাট জোরপূর্বক কেটে নিয়েছে দুর্বৃত্তরা । আজ সোমবার সকালে জেলা সদর উপজেলার বনগ্রামে এ ঘটনা ঘটে ।
আওয়ামী লীগের সম্পাদকম্ললীর এক জরুরি বৈঠক আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় ডাকা হয়েছে । ধানম্লিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে । সভায় সভাপতিত্ব করবেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম । আওয়ামী লীগের উপ - দফতর সম্পাদক মৃণাল কান্তি দাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে । সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ সভায় আলোচনা হবে বলে জানা যায় ।
ফোর ডাইমেনশন ৯৫ ( ২য় তলা ) আজিজ সুপার মার্কেট শাহবাগ , ঢাকা ফোন : ০১৫৫২৩৭৯৬৫৮ , ০১৯১১৩৮১৯১৬ ওয়েব : www . 4d - bd . com
ঘাতক আমির পলাতক রয়েছে । সন্দ্বীপ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে না পারলেও আমিরের মা , বাবা , বোনসহ ঘাতকের আশ্রয়দাতাকে সন্দেহজনকভাবে আটক করেছে । মামলার প্রস্তূতি চলছে । ঘটনার বিবরণে জানা গেছে , ৭ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় ঘাতক আমির মামার বাড়িতে বেড়াতে আসে । এ সময় ঘরে মামী ও তার চার মামাতো ভাই - বোন ছাড়াও অশীতিপর বৃদ্ধা নানী উপস্থিত ছিলেন । ঘটনায় বেঁচে যাওয়া মামাতো বোন তৃতীয় শ্রেণীর ছাত্রী সাথী ( ১১ ) জানায় , ভাইয়া আমির এলে মা তাকে আপ্যায়ন করান এবং তিনি নিজেও ইফতার করেন । আমি তখন বারান্দায় বসে ছোট ভাই মারুফকে ( ২ ) পাশে নিয়ে পড়তে বসি । এক পর্যায়ে আমির আমার কাছে ঘরের বটি চাইলে আমি তাকে বটি দেয়ার পরে সে বিস্কুটের শক্ত প্যাকেট কেটে বটি নিয়ে রান্না ঘরের দিকে যায় । কিছুক্ষণ পর স্মৃতির ( ৭ ) চিৎকার শুনতে পেয়ে আমি ভিতরে যাওয়ার সময় আমির রক্তাক্ত বটি হাতে আমার দিকে তেড়ে এসে বটি চালালে আমি হাত দিয়ে আমার কোলে থাকা ছোট ভাইকে বাঁচানোর চেষ্টা করি এবং চিৎকার করে ঘরের বাইরে চলে যাই । পাশের ঘরের হাজী আব্দুল বাতেন জানান চিৎকার শুনে আমি ঘরে গিয়ে দেখি বাচ্চা ঘরের মাঝখানের রুমে ও বাচ্চার মা রান্না ঘরে রক্তাক্ত ও নিথর অবস্থায় উপুড় হয়ে পড়ে আছে । এ সময় সাথীর বাম হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন ও রক্তাক্ত অবস্থায় দেখতে পাই । স্থানীয় ওয়ার্ড মেম্বার নোয়াব পুলিশের সহযোগিতায় সাথীকে দ্রুত হাসপাতালে প্রেরণ করেন বলে জানান । প্রবাসী কাদেরের বড় ভাই আব্দুল হাই জানান , গত কয়েকদিন ধরে আমির তার মামীকে দু ' লক্ষ টাকা কিংবা তার পরিবর্তে স্বর্ণালংকার প্রদানের জন্য চাপ দিচ্ছে বলে নিলুফা আমাকে মোবাইলে জানিয়েছে । সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ আলতাফ হোসেন জানান , অর্থলোভ চরিতার্থ করতে না পেরে ঘাতক এ বিভৎস ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে । এদিকে ঘটনাকে কেন্দ্র করে এ . এস . পি ( সার্কেল , সীতাকুন্ড ) রুহুল আমিন ছিদ্দিকী গতকাল শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন । জোড়া খুনের এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং উত্তেজনা বিরাজ করছে । সুরতহাল ও পোস্টমর্টেমের পর শুক্রবার বিকেল ৩ টায় নামাজে জানাজা শেষে নিহতদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।
এটা যে রাক্ষসী , এর মন ফুচকাতে গলবে না ।
কক্সবাজার কালেক্টরেট ও অধীনস্থ অফিস সমূহে নৈশ প্রহরী ও ঝাড়ুদার পদে নিয়োগ , আবেদন পত্র আগামী ৩১ / ০৮ / ২০১০ তারিখ অফিস চলাকালী বিস্তারিত পড়ুন > > কক্সবাজার কালেক্টরেট ও অধীনস্থ অফিস সমূহে বিস্তারিত > >
মেঘ রঙ মেয়ে বলেছেন : গোপন রাখা কি ঠিক হলো
By মোঃ শাহজালাল পঞ্চগড় দেখা হয়েছে : ০ বার স্থানীয় সরকার
রাত তখন ৩ টা বাজে । প্রচন্ড খিদে লেগেছে । আমার আবার মাঝরাতে সকালের নাস্তা খাওয়ার বাতিক আছে । কারণ বেলা ১২ - ১ টা পর্যন্ত বেশী ভাগ সময়ই ঘুমে থাকা হয় নাস্তা করার জন্য আমি আর আমার এক ফ্রেন্ড জাহিদ বের হলাম নাজিরা বাজারের উদ্দেশ্য । এইটা হইতেছে গিয়া এমন একটা প্লেস দ্যাট নেভার স্লিপ্স । রিকশা নিয়ে ১০ মিনিটের মধ্যে জায়গামত চলে গেলাম । আমি গিয়েছিলাম মূলত মুগের ডাল খেতে । এই বস্তু আমি ঢাকার খুব কম জায়গাতেই পেয়েছি । নানরুটির সাথে এই জিনিস খেতে যে কি মজা না খেলে কেউ বুঝবেন না । আমার ফ্রেন্ডের আবার কি কারণে সেদিন চাপ খাবার ভূত উঠেছিলো তাই সে গরুর চাপ নিলো ।
ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভুট্টাক্ষেত থেকে শুক্রবার রমজান আলী ( ৩৮ ) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ । রমজান আলীর বাড়ি পীরগঞ্জ উপজেলার সাতিয়া গ্রামে । এলাকাবাসী সূত্রে জানা যায় , এলাকাবাসী সকাল ৯টার দিকে হরিপুরের চৌরঙ্গী পাহাড়গাঁও গ্রামের একটি ভুট্টাক্ষেতে রমজানের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় । পরে দুপুর ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে । হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) হুমায়ন কবির বলেন , হরিপুরের কামারপুকুর গ্রামে বোনের বাড়িতে দুদিন আগে বেড়াতে এসেছিলেন রমজান আলী । তিনি বিষপানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মু . মুজাহিদসহ বিরোধী দলীয় নে . . .
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি - বাকশিস বরিশাল অঞ্চলের সাধারণ সম্পাদক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বলেন , " এসব গ্রামে স্কুল থাকলে একটি করে খেলার মাঠ থাকতো । শিশুরা শিক্ষার পাশাপাশি খেলাধুলার সুযোগ পেত । " স্কুলের সমস্যা সমাধানে সরকারি কিংবা বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসা উচিত বলেও মনে করেন তিনি ।
ঢাকা , ২৭ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : বস্ত্র আমদানির উপর শুল্ক হার কমানোর দাবি জানিয়েছেন বস্ত্র আমদানিকারক সমিতি । ২০১১ - ১২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে আমদানি বস্ত্রের উপর শুল্ক হার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করা হয়েছে । আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি ' তে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান । সংগঠনের নেতারা বলেন , বস্ত্রখাত থেকে বছরে সরকারের রাজস্ব আয়ের পরিমাণ প্রায় ২শ ' কোটি টাকা । বস্ত্র আমদানি বন্ধ হলে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হবে বলেও জানান তারা । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো . ওমর শরীফ , সারওয়ার উদ্দিন খান , হাবিবুর রহমান , মো . শাহাব উদ্দিনসহ সমিতির অন্যান্য নেতারা । ( শীর্ষ নিউজ ডটকম / এমএইচ / এমইউ / এমএইচ / ১৫ . ৫৬ঘ . )
১ . মৌলবী ফরিদ আহমেদ , সভাপতি : স্বাধীনতার পরপরই নিখোঁজ হন
সংগে একটা নতুন কথা যোগ করে দেই আমি , গোআর গোয়ায় সাকার মাথা , সাকার পাছায় নিজামী ।
তা আপনি বাস স্ট্যান্ড - এ কয়টার সময় যান জানতে পারলে আমার একটু সুবিধা হত : " >
By মো : মেহেদী হাসান বাবুগঞ্জ , বরিশাল দেখা হয়েছে : ০ বার প্রাকৃতিক দূর্যোগ
সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা আদালতের কাজ চলে । পুরোটা সময় কাঠগড়ায় ছিলেন সাঈদী ।
টানা বর্ষণ এবং পাহাড় থেকে নেমে আসা ঢলে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে কক্সবাজার সদর - রামু আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ক্ষতিগ্রস্তদের কাছে শুকনো খাবার সরবরাহের দাবী জানিয়েছেন । তিনি গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত ঈদগাঁও পালপাড়া , জালালাবাদ , পোকখালীসহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন । তিনি জানান , টানা বর্ষণ এবং পাহাড়ী ঢলে কক্সবাজারের জালালাবাদ , পোকখালী , ইসলামাবাদ , ইসলামপুর , ঈদগাও , খুরুস্কুলসহ বিভিন্নস্থানের নিম্নাঞ্চল ডুবে গিয়ে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে । বন্যার পানি বাড়ীঘরে প্রবেশ করায় শত শত পরিবারে রান্নাবান্না বন্ধ হয়ে গেছে । পানিবন্দী এলাকায় শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে । তবে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পোকখালীর পশ্চিম পাড়া । ওই এলাকায় বর্তমানে কয়েক হাজার মানুষ পানিবন্দী রয়েছে । বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে আরো উপস্থিত ছিলেন , ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি এম মমতাজুল ইসলাম , বিএনপি আব্দুল্লাহ খান , মমতাজ আহমদ , আবদুস সালাম , মোজাম্মেল হক , যুবদল নেতা মোজাফ্ফর আহমদ সুমন , শফিউল আলম আযাদ , মফিজ আহমদ প্রমূখ ।
হায় হায় এই কি সেই গুনী মেয়ে যার কারণে একটা বদনাম ১০ - ১২ বছর আমরা বাঙ্গালীরা মাথায় নিয়া ঘুরতাছি ?
বিনোদন বাংলা ( ২৯ জুন ২০১১ ) : প্রথমবারের মতো নয়জন সিনিয়র তারকার সঙ্গে অভিনয় করছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী সারিকা । শুধু তারকাবহুল তাই নয় , এ টেলিফিল্মে মিলিত হয়েছেন চার প্রজন্মের অভিনয় শিল্পী । টেলিফিল্মের নাম আকাশ জোড়া মেঘ । অরুণ চৌধুরীর রচনায় এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী । ১৬ জুলাই থেকে নাটকটির শুটিং শুরু হবে বলে জানা যায় ।
বন্ধু হতেই চেয়েছি তোমার শত্রু কেন ভাবলে বলো ? কি ছিলো যে দোষটি আমার শত্রু রূপে মোরে ভাবতে হলো ? ? - - - - - - - - ভালো হয়েছে । শুভ কামনা .
তিনি জানান , " প্রথমে ঢাকা ও আশেপাশের এলাকার মোটর গ্যারেজ ও ওয়ার্কশপ থেকে নিজেদের উদ্যোগে পুরোনো টায়ার সংগ্রহ করা হতো । বর্তমানে বাইরের লোকজন টন প্রতি নয় থেকে ১০ হাজার টাকায় এ টায়ার সরবরাহ করে থাকেন । প্রতি টন টায়ার থেকে চারশ থেকে সাড়ে চারশ লিটার তেল উৎপন্ন হয় । "
ঢাকা , ১০ জুলাই : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন , " অবিলম্বে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা পূন : স্থাপন করুন । হরতালে গ্রেফতারকৃত নেতকর্মীদের মুক্তি দিন । নইলে ফল শুভ হবে না । "
বাগেরহাট , ১২ জুলাই : সুপার সাইক্লোন সিডর ও আইলায় লন্ডভন্ড হয়ে যাওয়া পূর্ব সুন্দরবন বিভাগ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ২০১০ - ২০১১ অর্থবছরে পাঁচ কোটি ছয় লাখ ৬২ হাজার ৪৬৮ টাকার রাজস্ব . . . বিস্তারিত »
ইমরান আহমদ , গোলাপগঞ্জ : গোলাপগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে টানা তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে ৬নং ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার , ৭নং লণাবন্দ ইউপি চেয়ারম্যান নছিরুল হক শাহিন ও একটানা ৪ বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে ৮নং ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুছ ছালিক হেট্টিক গড়েছেন ।
পোষ্ট করেছেন : ৭ টি মন্তব্য করেছেন : ৮৯ টি ব্লগ লিখছেন ০ বছর ৫ মাস ২১ দিন ব্লগটি দেখা হয়েছে : ৩৩৩ বার
র্যাব জানায় , তাদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায় । এ ব্যাপারে সরাইল থানায় মামলার প্রস্ত্ততি চলছে ।
এঘটনায় গতকাল রাত সাড়ে ৯ টায় ১ জন সন্ত্রাসীর নাম উল্ল্লেখ করে একটি চাঁদাবাজী মামলা দায়ের হয়েছে । পৌরসভার মেয়র ও থানা পুলিশ জানায় , ২৬ মার্চ উপলক্ষে কলারোয়ার শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ উপজেলা পৌরসদরের মৃতঃ সোনা কাজীর ছেলে কাজী শাহাজাদা ( ৩৫ ) সহ ১০ / ১২ জন গত ২৪ মার্চ পৌর সভায় ঢুকে মেয়র গাজী আক্তারুলের নিটক ৫০ হাজার টাকা চাঁদা করে । এ সময় মেয়র উক্ত চাঁদাবাজদের ১ হাজার টাকা প্রদান করলে সন্ত্রাসী কাজী সাহাজাদা ক্ষিপ্ত হয়ে তার পকেটে থাকা পিস - ল বের করে মেয়রের বুকে ঠেকিয়ে গুলি করে হত্যার হুমকি প্রদান করে । এঘটনায় পৌর মেয়র গাজী আক্তারুল ইসলাম বাদী হয়ে কলারোয়া থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করেছেন ।
রবিবার ১০ জুলাই সকাল ৬টা থেকে ১১ জুলাই দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী ৩০ ঘন্টার হরতার ডেকেছে ১২টি ইসলামী সমমনা দল । চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন প্রথমে শুধু ১০ জুলাই সকাল - সন্ধা হরতালের ডাক দিয়েছিল পরে একই দাবিতে আরো ১১টি ইসলামী সমমনা দল ১১ তারিখ দুপুর ১২টা পর্যন্ত বাড়িয়ে ৩০ ঘন্টা হরতালের ডাক দেয় । সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস উঠিয়ে দিয়ে ধর্মনিরপেতা সংযোজনের প্রতিবাদে ইসলামী দলগুলো এই হরতালের ডাকা দিয়েছে । হরতাল সফর করার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠনগুলো । আজ প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াত পৃথক সংবাদ সম্মেলনের মাধমে এই হরতালের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে । হরতাল সফলের আহবান জানিয়ে এরইমধ্যে কয়েক দফা মিছিল মিটিং সহ ব্যাপক প্রচারণা চালিয়েছে সংগঠনগুলো । ৩০ ঘণ্টার লাগাতার হরতালের সমর্থনে আজ রাজধানীতে বিােভ সমাবেশ করেছে ১২টি ইসলামিক দলের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক । এ উপল েআজ জুমা নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিল পুর্ব সমাবেশ অনুষ্ঠিত হয় । খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আহমদুল্লাহ আশরাফের সভাপতিত্বে সমাবেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আবদুর রব ইউসুফী . ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী , সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের জয়েন্ট সেক্রেটারি ড . মাওলানা খলিলুর রহমান মাদানী , আলমগীর মজুমদার , প্রমুখ বক্তব্য রাখেন । খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব ইউসূফী বলেন , সংবিধানে আল্লাহর উপর আস্থা তুলে দিয়ে বিছমিলস্নাহ বলা হচ্ছে মদ খাওয়ার আগে বিসমিলস্নাহ বলার মতো । তিনি বলেন , শেখ হাসিনা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন । আমরা আল্লাহর সৈনিক , আমরা শেখ হাসিনার সঙ্গে লড়াই করব । মাওলানা রব বলেন , আমাদের এই হরতাল মতায় যাওয়ার জন্য নয় । মতার পরিবর্তনের জন্য নয় । আমাদের এই হরতাল জান্নাতের যাওয়ার , জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য । সমাবেশ শেষে ১২ দলের একটি বিশাল মিছিল বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে পুরানা পল্টন হয়ে দৈনিক বাংলা ঘুরে আবার বায়তুল মোকাররমের সামনে এসে শেষ হয় । এদিকে জুমার নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে ১২ দলের নেতা - কর্মীরা বায়তুল মোকাররম মসজিদের ভিতর থেকে নারায়ে তাকবির আল্লাহু আকবার প্রভৃতি স্লোগান দিতে দিতে বের হয় । প্রসঙ্গত , গত ৩০শে জুন এই ১২ দল সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস মুছে ফেলা , ধর্মনিরপেতা স্থাপন , বিসমিল্লাহর অর্থ বিকৃত , নারী নীতি এবং শিানীতি বাতিলের দাবিতে ১০ জুলাই সারাদিন এবং ১১ জুলাই অর্ধ দিবস হরতাল আহবান করে । হরতালের সমর্থনের দলগুলো হলো - ইসলামী আন্দোলন বাংলাদেশ , খেলাফত আন্দোলন , বাংলাদেশ খেলাফত মজলিশ , সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ , এনডিপি , ইসলামী ঐক্য আন্দোলন , মুসলিম লীগ , জাতীয় গণতান্ত্রি পার্টি ( জাগপা ) , ইসলামিক পার্টি , নেজামে ইসলাম পার্টি , বাংলাদেশ ন্যাপ ও ন্যাপ ভাসানি ।
একদম উদোম , তুমি তোমার হাতের মতন সাধারন তুলতুলে , সাদামাটা , ছোট্ট , স্বচ্ছ , গোলগাল , চাদের আলোতে , আপেল বাগানেঃ একদম উদোম , গমের দানার মত একহারা
রাজ বলেছেন : আচ্ছা আমরা ব্লগের বিগত ক্যাচাল ভুইলা সামনের দিকে দৌড়াই . . . . . কি কন সবাই ? ? ?
হাসির বাক্সের টপিকটা ( মিয়াও ) সেদিন ইচ্ছে করেই পড়িনি , এখন এই ক্যাচাল দেখে পড়লাম । আমার কাছে আপত্তিকর কিছু মনে হয়নি , তার উপর পোষ্টটা হাসির বাক্সের । পোষ্টটা সম্পাদনা হয়নি , তবে মডুরা কিছু ডিলিট করেছে কিনা তা জানিনা ।
অনেকদিন পর বেশ কিছু টপিক লিখলাম । ভালই লাগতেছে ।
মাসি দামিনীকে ঘরে রাখিবে না । আমাদের নিন্দায় নাকি শহরে ঢিঢি পড়িয়া গেছে । আমরা দল ছাড়ার অল্পকাল পরে সাপ্তাহিক কাগজগুলির পূজার সংখ্যা বাহির হইয়াছে , সুতরাং আমাদের হাড়কাঠ তৈরি ছিল , রক্তপাতের ত্রুটি হয় নাই । শাস্ত্রে স্ত্রীপশু - বলি নিষেধ , কিন্তু মানুষের বেলায় ঐটেতেই সব চেয়ে উল্লাস । কাগজে দামিনীর স্পষ্ট করিয়া নাম ছিল না , কিন্তু বদনামটা কিছুমাত্র অস্পষ্ট যাতে না হয় সে কৌশল ছিল । কাজেই দূর সম্পর্কের মাসির বাড়ি দামিনীর পক্ষে ভয়ংকর আঁট হইয়া উঠিল ।
জানতে চাইলে কসবা থানার ওসি হাম্মাদ হোসেন বলেন , মামলাটি অনেক পুরোনো । তিনি এ ব্যাপারে কিছু জানেন না । মৌলভীবাজারের জুড়ি থানার ডাকাতির মামলা [ নম্বর - ৬ ( ৯ ) ২০০৬ ] । ২০০৬ সালের ১৮ সেপ্টেম্বর জুড়ির কুচাই ডিভিশনে সুব্রত সিংহ চৌধুরীর বাড়িতে ডাকাতি হয় । এ ঘটনায় তিনি ১২ জনকে আসামি করে মামলা করেন । থানার দারোগা সুজন কান্তি বড়ুয়া তদন্ত শেষে ২০০৭ সালের ২৪ জানুয়ারি ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন । এরপর মামলাটি বিচারের জন্য মৌলভীবাজার আদালতে পাঠানো হয় । গত বছরের ১৫ এপ্রিল রাজনৈতিক বিবেচনায় মামলাটি প্রত্যাহারের সুপারিশ করা হয় । মামলার বাদী সুব্রত সিংহ চৌধুরী প্রথম আলোকে বলেন , মামলাটি প্রত্যাহারের ব্যাপারে তিনি কিছুই জানেন না । স্থানীয় গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য রাজকুমার পাল প্রথম আলোকে বলেন , এ মামলার আসামিরা কেউ কোনো দল করেন না ।
ঢাকা , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডেস্ক ) : আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ভাই আহমদ ওয়ালি কারজাইকে আজ বুধবার কান্দাহারে নিজ গ্রামে দাফন করা হয়েছে । প্রেসিডেন্ট কারজাই শোক মিছিলে নেতৃত্ব দেন । কবর দেয়ার আগে তিনি ভাইয়ের কপালে চুমো খান এবং কেঁদে ফেলেন । ওয়ালি কারজাইয়ের দাফন শেষ হওয়ার পরপরই ওই এলাকায় দু ' টি বিস্ফোরণ ঘটে । একটি বিস্ফোরণে হেলমান্দ প্রদেশের গভর্নর গোলাব মেঙ্গলের দু ' জন সফরসঙ্গী আহত হয়েছে । আজ বুধবার আল - জাজিরার খবরে এ কথা বলা হয় । কবর দেয়ার আগে আহমদ ওয়ালি কারজাইয়ের লাশ কান্দাহারে প্রাদেশিক গভর্নরের কম্পাউন্ডে রাখা হয় । তার লাশের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকে গভর্নরের কম্পাউন্ডে হাজার হাজার শোকার্ত মানুষ ছুটে আসে । নিরাপত্তা বাহিনী কম্পাউন্ডের চারদিক ঘিরে রাখে এবং মাথার ওপর হেলিকপ্টার চক্কর দেয় । ভাই নিহত হওয়ার খবর পেয়ে প্রেসিডেন্ট কারজাই রাজধানী কাবুল থেকে কান্দাহারে ছুটে আসেন । তার সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন নানগারহার প্রদেশের গভর্নর গুল আগা শারজাই । গুল আগাকে নিহত আহমদ ওয়ালি কারজাইয়ের উত্তরাধিকারী বলে ধারণা করা হচ্ছে । ওয়ালি কারজাইকে কান্দাহার থেকে ২০ কিলোমিটার দূরে কারজ নামে একটি গ্রামে দাফন করা হয়েছে । দাফন অনুষ্ঠানে প্রেসিডেন্ট কারজাইয়ের চৌকস নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় । গতকাল মঙ্গলবার দেহরক্ষীর গুলিতে আহমদ ওয়ালি কারজাই নিহত হন । ( শীর্ষ নিউজ ডটকম / এসএইচকে / সস / ১৪ . ৫৮ঘ . )
পেপে কালার আমার প্রিয় , কিন্তু পেপে কালার এর গোলাপ এটাতো আগে জানতাম না : - O
By নাম প্রকাশে অনিচ্ছুক তালা দেখা হয়েছে : ১০ বার কৃষি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার সৈদালী এলাকায় ট্রাক ডোবায় পড়ে প্রায় অর্ধশত কিশোরের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।
৫ । শহীদ বেহেশতি নজিরবিহীন প্রতিভাধর ব্যক্তিত্ব । ( অনুবাদ : মোঃ কবির হুসাইন )
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » নামকরণ পত্তিযোগীতা ২০০৮ ( খেতাব )
সভায় সর্ব সম্মতিক্রমে মাওলানা মুহিউদ্দীন খানকে প্রধানকরে ৭ সদস্য বিশিষ্ট জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সর্বোচ্চ নীতি র্নিধারণী ফোরাম ( মজলিসে খাছ ) গঠন করাহয় । সর্বোচ্চ নীতি র্নিধারনী ফোরাম এর অপর সদস্যগন হলেন , আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী , মাওলানা নূর হোসাইন কাসেমী , মুফতি ওয়াক্কাস , মাওলানা জহিরুল হক ভুইয়া ও ক্বারী আব্দুল খালেক । উল্লেখ্র মাওলানা খান ইতিপুর্বে জমিয়তের সহসভাপতি ও র্নিবাহী সভাপতির পদে ছিলেন । এদিকে মাওলানা মুহিউদ্দীন খান কে জমিয়তের সর্বোচ্চ নীতি র্নিধারণী ফোরাম এর প্রধান র্নিবাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানিয়েছেন , জমিয়তে উলামা ইউকের পৃষ্টপোষক শাইখুল হাদিস মাওলানা ইমদাদুল হক হবিগঞ্জী , মাওলানা আছগর হোসেন , মাওলানা জমির উদ্দিন । জমিয়তে উলামা ইউকের প্রধান উপদেষ্টা শাইখ মুফতি শাহ সদর উদ্দিন , উপদেষ্টা মাওলানা আবদাল হুসাইন চৌধুরী , মাওলানা জমশেদ আলী , হাফিজ শাইখ সৈয়দ ইমাম উদ্দিন , মাওলানা আব্দুল আজিজ সিদ্দিকী , মাওলানা আশরাফ আলী শিকদার , মাওলানা আব্দুর রহমান , আলহাজ্ব শামছুজ্জামান চৌধুরী , মাওলানা শাহ মোহাম্মদ আবু সাঈদ কামালী , মাওলানা ফজলুর রহমান , মাওলানা সৈয়দ তাছাদ্দুক আহমদ , মাওলানা আব্দুল হক বারকুটী , আলহাজ্ব আব্দুল জলিল , কবি দবিরুল ইসলাম চৌধুরী , আলহাজ্ব মোহাম্মদ আলী , আলহাজ্ব আব্দুল মোছাব্বীর তরপদার , জমিয়তে উলামা ইউকের সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ আনাছ , সহ সভাপতি মাওলানা শুয়াইব আহমদ , মাওলানা হেলাল উদ্দিন , মাওলানা মওদুদ আহমদ , মুফতি সাইফুল ইসলাম , মাওলানা এখলাছুর রহমান বালাগঞ্জী , মুফতি আব্দুল মুনতাকিম , মুফতি সাদিক আহমদ , মাওলানা শাহ আমিনুল ইসলাম , জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামিম আহমদ , জয়েন্ট সেক্রেটারী মাওলানা আহমদ মাদানী , মাওলানা মঈনুল হক চৌধুরী , সহ সেক্রেটারী মাওলানা আব্দুস সালাম , মাওলানা সৈয়দ জুনাইদ আহমদ , ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী , সহকারী ট্রেজারার মাওলানা আবুল মনছুর , মৌলভী হাজিম উদ্দিন , মাওলানা আব্দুর রহমান , সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ , সহ সাংগঠনিক সম্পাদক মুফতি হিফজুল কমির মাসুক , মাওলানা জয়নাল আবেদিন , হাফিজ জাহাঙ্গীর , যুব বিষয়ক সম্পাদক মাওলানা নাজির উদ্দিন , প্রচার সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছ মারুফ , সহকারী প্রচার সম্পাদক মুফতি নোমান আহমদ , মাওলানা মুখতার হুসাইন , মাওলানা মখলিছুর রহমান চৌধুরী , আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মাওলানা মাসুদুল হাসান , প্রশিক্ষন সম্পাদক মাওলানা সৈয়দ তালহা আব্দুল্লাহ , অফিস সম্পাদক মাওলানা ফখরুদ্দিন আহমদ বিশ্বনাথী , তাফসিরুল কোরআন সম্পাদক মাওলানা শাহ শরিফ উদ্দিন , মাওলানা আব্দুল কাইয়ুম , মিডিয়া সম্পাদক মৌলভী মঈন উদ্দিন খাঁন , শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর আশফাক চৌধুরী , সংস্কৃতিক সম্পাদক মাওলানা আশফাক আহমদ , ওয়েলফেয়ার এন্ড চ্যারেটি সেক্রেটারী মাওলানা শাহ জাফর আব্দুল্লাহ । সদস্যবৃন্দ মাওলানা সাইদুর রহমান , মাওলানা সফিক উদ্দিন , মুফতি মুস্তফা হক , মাওলানা মাহবুব হোসাইন , ক্বারী শাহ ফখরুদ্দিন , আলহাজ্ব আবু তাহের চৌধুরী , সৈয়দ আরজু মিয়া , মাওলানা আকবর আলী , হাফিজ সৈয়দ সুলাইমান , জুবায়ের আহমদ চৌধুরী , মাওলানা জামিল আহমদ , মাওলানা ইলিয়াস আলী , আলহাজ্ব আব্দুর রাকিব , মাওলানা কাওছার আহমদ , আলহাজ্ব হারুন মিয়া । জমিয়তে উলামা ব্রাডফোর্ড কমিটির সভাপতি মুফতি শাইখ সাইফুল ইসলাম , সহ সভাপতি মাওলানা এখলাছুর রহমান বালাগঞ্জী , মুফতি শিহাব উদ্দিন , মুফতি সেলিম আলী , মাওলানা আব্দুস সালাম , সেক্রেটারী মাওলানা আব্দুর রহমান , জয়েন্ট সেক্রেটারী মাওলানা বেলাল আহমদ , ট্রেজারার হাজী উবাইদুল হক , সহকারী ট্রেজারার মাওলানা হাবিবুর রহমান , মাওলানা আব্দুল্লাহ , সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরী , সহ সাংগঠনিক সম্পাদক আবুল কয়েছ , প্রচার সম্পাদক মুজিবুর রহমান , প্রশিক্ষন সম্পাদক মাওলানা ইব্রাহিম খাঁন । জমিয়তে উলামা ওয়েষ্ট লন্ডনের সভাপতি মাওলানা শরিফ খান , সেক্রেটারী মাওলানা আজিজুল হক প্রমুখ ।
ব্রাহ্মণবাড়িয়া , ১২ জুলাই : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামে মঙ্গলবার সকালে ১৮০ কেজি গাজা ও ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব - ৯ ভৈরব ক্যাম্পের সদস্যরা । এসব মাদকদ্রব্য নদী পথে পাচারের জন্য রহমত আলীর বাড়ির একটি গোয়াল ঘরে রাখা হয়েছিল বলে জানা . . . . বিস্তারিত »
নিয়ম ভাঙার কারিগর বলেছেন : শালার আমার কপালই খারাপ ! যাও একজন প্লাস দিতে চাইল , তার প্লাসই বলে আবার কাজ করে না ! !
যশোর , ১০ জুলাই : যশোর জেনারেল হাসপাতালে উন্নয়নভূক্ত প্রকল্পের ১০৯ জন কর্মকর্তা - কর্মচারী ফের অনিশ্চয়তার মুখে পড়েছেন । প্রকল্পের মেয়াদ চলতি বছরের জুন মাস পর্যন্ত থাকায় থোক বরাদ্দ থেকে তারা বেতনও পেয়েছেন ওই মাস পর্যন্ত । প্রকল্প মেয়াদ শেষ হওয়ার পর সরকারিভাবে এসব কর্মকর্তা - কর্মচারীদের . . . . বিস্তারিত »
এখন ব্লগে আপনার নিক বাংলা দেখানোর জন্য Disply name publicly as - এর ড্রপ - ডাউন থেকে বাংলা নিকটি সিলেক্ট করে দিন ।
ও নেংটো সুন্দরিঃ সমান তালে তালে সুন্দর তোমার পায়ের পাতা প্রাচিন বাতাস আর শব্দের কারুকাজ আঙ্গুলের ভাজেঃ কানের লতি আমেরিকান সাগর সেচা ছোট ছোট শামুকের খোল ; পুরুষ্ঠ বুক জোড়ায় জ্যন্ত জ্যন্ত আলোর কলরোল উড়ন্ত পাপড়িরা খুলছে আর ঢাকছে চোখের দুই গভির মহাদেশ
১ আগস্ট জামায়াতের ৪ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন
. . . হারাধনের দশটি ছেলে ঘোরে পাড়াময় , একটি কোথা হারিয়ে গেল রইল বাকি নয় । হারাধনের নয়টি ছেলে কাটতে গেল কাঠ , একটি কেটে দু ' খান হল রইল বাকি আট । হারাধনের আটটি ছেলে বসলো খেতে ভাত , একটির পেট ফেটে গেল রইল বাকি সাত । হারাধনের সাতটি ছেলে গেল জলাশয় , একটি সেথা ডুবে ম ' ল রইল বাকি ছয় । হারাধনের ছয়টি ছেলে চ ' ড়তে গেল গাছ , একটি ম ' ল পিছলে পড়ে রইল বাকি পাঁচ । হারাধনের পাঁচটি ছেলে গেল বনের ধার , একটি গেল বাঘের পেটে রইল বাকি চার । হারাধনের চারটি ছেলে নাচে ধিন ধিন , একটি ম ' ল আছাড় খেয়ে রইল বাকি তিন । হারাধনের তিনটি ছেলে ধরতে গেল রুই , একটি খেলো বোয়াল মাছে রইল বাকি দুই । হারাধনের দুইটি ছেলে মারতে গেল ভেক , একটি ম ' ল সাপের বিষে রইল বাকি এক । হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ , মনের দুঃখে বনে গেল রইল না আর কেউ । . . .
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন : ভাই স্বাক্ষী থাইকেন সামুর আচরণে । ধন্যবাদ ।
বীর পালোয়ান বলেছেন : হে হে , মাত্র তিনবার গিয়েছি । আমি আরো একবার যেতে চাইছিলাম । কিন্তু যাইয়া দেখি গাছে বেল নাই ।
সৈয়্যদনা হযরত আমীরুল মু ' মিনীন খলীফাতুল মসীহ্ আল্ খামেস ( আই : ) মসজিদ নূর , ফ্রাঙ্কফোর্ট , জার্মানী
সোনার ছেলে বলেছেন : আরে ভাই কি লইবেন কন ? বাড়ি , গারি , নারি , পানি , সব পাইবেন , লগে লগে রাস্ট্রপতি থেইকা মার্ডার কেসে ফাসি অইলে মাফ লইয়া দিমু
শামসুজ্জামান ( ডলার ) ঃ - চাঁদপুরের মতলব উত্তর উপজেলাস্থ মেঘনা - ধনাগোদা সেচ প্রকল্পে বোরোর বাম্পার ফলন হয়েছে । বাম্পার ফলনে কৃষকের মুখে ফুটে উঠেছে তৃপ্ত হাঁসি । আর বাম্পার ফলনে অন্যান্য কৃষকেরাও উৎসব করে ধান কাটছে আর মনের সুখে গাইছে গান । উপজেলায় এবার ৯ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও অর্জিত হয় ৯হাজার ৪৯৫ হেক্টর । আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৫হাজার ৫০৬ . ৯০ মেট্রিক টন ধরা হলেও বাম্পার ফলনের ফলে উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশী হবে বলে ধারনা করছে উপজেলা কৃষি অফিস । এর মধ্যে সেচ প্রকল্পের ভিতরে বোরোর আবাদ হয়েছে ৫ হাজার ৭৩৮ হেক্টর । এর মধ্যে সেচ প্রকল্পের পানিতে আবাদ হয়েছে ৪ হাজার ৮৮০ হেক্টর আর বাকী ৮৩৫ হেক্টর আবাদ করেছে কৃষক ১২০ টি স্যালো ইঞ্জিনের মাধ্যমে পানি উঠিয়ে । এখানে এবার বৃধান - ১৬ , ২৮ , ২৯ , বিনা ধান - ৫ , ৬ ও ১৪ জাতের বোরো ধানের আবাদই বেশী হয়েছে । ৬০ . ৬৪ কিলো মিটারের মেঘনা - ধনাগোদা সেচ প্রকল্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখাযায় প্রকলের ভিতরের অনেক স্থানে কৃষকরা ধান কাটা ও ধান মারাইর কাজে ব্যস্ত আছে । আর ধানের আটি বহননা করে কোথাও না নিয়ে জমিতেই চট বিছিয়ে মাড়াই করছে । কালিপুর অঞ্চলের কৃষক মোবারক মিয়া বলেন , এমন ফলন পাইলেই আমগো পরিশ্রম সার্থক । বদরপুর এলাকার কৃষক আলী হোসেন বলেন , কয়েকটা জমিনের ধান কাটছি ফলন মাসাল্লা অনেক বালা , তয় বাকী জমিনের ধান কাইটা ঘড়ে তোলা তক আবহাওয়াডা বালা থাকলেই অয় । অন্যদিকে কয়েকটি বাজারে খবর নিয়ে জানাযায় , বাজারে নতুন ধান ৬৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে । এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ছাইফুল আলম বলেন , রোগ বালাই না হওয়া , হাতের নাগালে সার পাওয়া এবং সর্বোপরি অনুকুল আবহাওয়ার কারনেই এখানে বোরোর বাম্পার ফলন ।
সম্প্রতি হাতিয়ার বিচ্ছিন্ন চরাঞ্চল নলেরচর , কেরিংচর , জয়বাজার , হাছিনা বাজার , সাদ্দাম বাজার , মুজিব বাজার , চর বাশার ও জাহাজের চর এলাকায় খাস জমি ভূমির দখল নিয়ে নিজাম ডাকাত ও নাসির বাহিনীর মধ্যে বন্ধুক যুদ্ধ হয় । এতে নাসির বাহিনী পরাজিত হয় । এ সংঘর্ষে মুন্সিয়া নিহত হলে জলদুস্যদের উপদলগুলোর মধ্যে নেতৃত্ব নিয়ে চলছে নতুন মেরুকরণ ।
লেখক বলেছেন : কিন্তু আপনি সেগুলা নিয়া পোস্ট দেন নাই , মামা দিছে / / ব্লগে একটু আগে কি জানি হইছিলো । আমার পেজ লোড হইতেছিলো না । আপনার বাকি ২টা সেইম কমেন্ট ডিলিট করে দিলাম
সম্ভবত ৪ মার্চ ৭১ সালে কিশোরঞ্জ শহরে সর্ব প্রথম স্বাধীনতার স্বপক্ষে বিভিন্ন স্লোগান সম্বলিত এক বিরাট মিছিল বের হয় । ১০ মার্চ রথখোলার মাঠে স্বাধীনতার পতাকাও উঠে গেছে । সেদিন এক সমাবেশে বেতার ও টি , ভি শিল্পী বিপুল ভূট্টাচার্য গান গেয়েছিল -
জীবননগর ও আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে ২ প্রতিদ্বন্দ্বীর আদালতে মামলা
উজিরপুর , ( বরিশাল ) , বাংলাদেশনিউজ২৪x৭ . কম স্কুলছাত্রী মেয়েকে বখাটের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় এবার ইভটিজিংয়ের শিকার হয়েছেন বরিশালের উজিরপুরে এক মা । ইভটিজার ও তার সহযোগীরা স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে তার মায়ের হাত ভেঙ্গে দেয় । বুধবার সকালে এ ঘটনা ঘটে । আহত ছাত্রীর মাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । জানা গেছে , উপজেলার সদর উত্তর কমলাপুর ইউনিয়নের রাজমিস্ত্রী সেকান্দার হাওলাদারের মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী শারমীনকে ( ১২ ) দীর্ঘদিন ধরে একই এলাকার সোমেদ শিকদারের বখাটে ছেলে মাসুদ শিকদার ( ২১ ) নানাভাবে উত্ত্যক্ত করে আসছে । বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বখাটে মাসুদ ও তার সহযোগীরা শারমীনের বাড়িতে যায় । এরপর তার মা শাহিনুর বেগমকে ডেকে শারমীনকে বিয়ের প্রস্তাব দেয় । শাহিনুর এতে অসম্মতি জানায় । এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে মাসুদ ও তার সহযোগীরা শাহিনুরের ডান হাত ভেঙ্গে দেয় । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / প্রতিনিধি / এসএ .
পটুয়াখালী জেলা রাজাকার মশু মিয়া রাজাকার মহিউদ্দিন রাজাকার আলাউদ্দীন সিকদার
মরে ও শান্তি নাই । একেই বলে বাংগালী । এ কেমন অধঃপতন আমাদের ।
* চলো সখী চলো সখী পাশা খেলিতে , প্রেমের সখী রসিক নাগর হে ! বন্ধুর বাড়ী আমার বাড়ী মধ্যি নলের ব্যাড়া হাতে হাতে দিতে পান দ্যাখলো দ্যাওর ছুড়া । বন্ধুর বাড়ী গঙ্গার পার গেলে না আসিবে আর , সে যে আমার অবুজ বন্ধু না জানে সাতার ; বন্ধুরে যে করবে পার খেয়া ঘাটে নাইকো নাও , ও রে আমার আবুজ বন্ধু ক্যামনে হবা পার ।
উল্লেখ্য , ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার এক মামলায় সাঈদীকে গত বছর গ্রেফতার করা হয় । এরপর তাকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতার দেখানো হয় । গত ১২ মে ধানমণ্ডির সেফ হোমে নিয়ে তাকে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয় ।
গুৱাম • কিরিবাতি • মার্শাল দ্বীপমালা • মাইক্রোনেশিয়া তিলপারাষ্ট্র • নাউরু • পালাউ • নর্দান মেরিন দ্বীপমালা •
এসআই জাফর জানান , অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে । কেউ পালাতে পারবে না ।
অনিল মন্ডল , গাজীপুর থেকে জানান , গাজীপুর সদর উপজেলার কড্ডা সেতুর পশ্চিম পাশে ঢাকা - টাঙ্গাইল মহাসড়কে রোববার ভোরে পিক - আপ ও লেগুনার সংঘর্ষে ৫ জন নিহত ও ১৩ জন আহত হন । হতাহতরা সবাই লেগুনার যাত্রী ।
কত গেরাম ছাড়ি আইল কত নদী নালা কত গন্ডা লুচচা ছান্ডা দিয়ে কত জ্বালা । খোদার ছুরৎ দিয়ে ছুরৎ হৈয়ে বৈরী সন্তিপনা৩ রাখি আইস্যে আমিনা সোন্দরী । সাইগরেতে ধায় নন্দী কনে দিব বান হাত বাড়াইলে পায়ন না যায় আচমানের চাঁন্ । নারীর দৌলত সন্তিপনা রাইখ্তে যদি চায় এমন পুরুষ কেহ নাহি কাড়ি লৈয়া যায় । ।
রামুতে পরাজিত ইউপি সদস্যের ক্যাড়াররা জয়ী প্রার্থীর ২ সমর্থককে পিঠিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছ . . .
এই কাজ টা কি আপনি করেন নাকি ? ফাও কথা কম কন আপনার আক্কেল দাতঁটা কে ফালাইছে ? এই সব ভুয়া কথা কওয়ার জন্য - ই থাবড়টা খাইছিলেন
আমিনী বেয়াদব , হরতাল কিভাবে হয় তা আমরা দেখে নেব : সাজেদা কেমন দেখলেন আফা । একটু আদব শিখায়েন । যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের বিচারকাজ ব্যাহত করতেই তারা এমন কাজ করছে . . . হানিফ আবার বললেন হরতাল সফল হয়নি । কোরআন রক্ষার হরতাল সফল হচ্ছে : আমিনী তাই নাকি । কোরআন রক্ষার ঞ্জন্য হরতাল ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট মো . শাহজাহান মিয়া বলেছেন , নারী নীতিকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় একটি মহল । তারা একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে যুদ্ধাপরাধীর বিচার বাধাগ্রস্ত ও সরকারের পতন ঘটানোর জন্য হরতাল ডেকেছে । কি আচার্জ । যুদ্ধাপরাধীর বিচার বাধাগ্রস্ত করছে ? কিন্তু আমিনী বলল " কোরআন রক্ষার ঞ্জন্য হরতাল " প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন , ক্ষমতা দেয়া এবং নেয়ার মালিক একমাত্র আল্লাহ । মিথ্যা ও অপপ্রচার চালিয়ে তারা ধর্মের নামে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা । মহামান্য আদালত ঊনাকে কম কথা বলতে বলেছেন ! আমার প্রশ্ন ? কি নিয়ে হরতাল হল । নারীনীতই বা কি ? এটা যদি ইসলাম বিরোধী না হয় তাহলে নতুন কি আছে এখানে । এতদিন শুনে এসেছি বঙ্গবন্ধুর বিচার বাধাগ্রস্ত এখন শুনব যুদ্ধাপরাধীর বিচার বাধাগ্রস্ত । আর কত ছেলে ভুলান কাহিনী শুনতে হবে । আর এই হরতালে কি সমস্যার সমাধান হয়ে গেসে ? আমাদের রাজনীতি বিদদের ধন্যবাদ । কারণ তারা জনগণকে বেকুব ভাবে । মনে করে তারা যা বলবে আমারা তাই খাব । আর ধন্যবাদ এইজন্য যে আমরা জনগণ আসলেই বেকুব । আমারই স্বৈরাচারকে ভোট দেই , আমারাই সন্ত্রাসিকে ভোট দেই , আমরাই চোর কে ভোট দেই , আমারা রাজাকারদের ভোট দেই ! ! ! ! ! ! আমারাই এদের নিয়ে ফুলের মালা পরাই । পরিশেষে বলবো সবই হচ্ছে মায়া । সবই তার ইচ্ছা । হক মাওলা ।
এসডো উপদেষ্টা - ড . হোসেন শাহরিয়ার বাড়ী # ৮ / ১ , ব্লক # সি লেভেল ৮ লালমাটিয়া , ঢাকা - ১২০৭ মোবা : ০১৭১১৫৪৫০৬৬
রাজ বলেছেন : . . হা হা হা . . . তাই নাকি ? ? একটু ঘেষেই দেখুন না , এতটা সমস্যা বোধহয় হবে না ! ! ! যাই হোক , ভাল থাকবেন
হায় হায় বাংলা ব্লগে এ কি দিলেন ! ! ! না না গানটার ব্যাপারে কিছু বলছি না , তবে গানটার ইতিহাস , জোয়ান বায়েজ এর কন্ঠে গানটির আলাদা কি মাহাত্ম ফুটে উঠেছে এসব নিয়েও তো আপনার কিছু বক্তব্য লিখতে পারতেন ।
এই সংবাদটিতে কেউ মন্তব্য করলে আমাকে ই - মেইলের মাধ্যমে জানানো হোক
ভাইজান font এর ভিতর া , ি , ী , ে এগুলি কেন ? সিদ্ধ ঠিকমত হয় নাই মনে হচ্ছে ! ভাষাটা আমাদের , যত্নটা করবে কি ঐ ফিরিংগিরা ? আসুন না সবাই মিলে অবহেলায় - অযতনে পিছিয়ে পরা বাংলাকে নিজের পায়ে দাড় করাতে প্রতিজ্ঞাবদ্ধ হই !
" আল্লাহকে যে পাইতে চায় . . . " ( এটা মা ' র মোবাইলের ওয়েলকাম টিউন ) বেজে চলে , ফোন ধরেনা মা । একবার , দু ' বার , তৃতীয় বারে মা ' র গলা শোনা যায় , বরাবরের মতই চনমনে , অস্থির । = আপনার শরীর কেমন ? - - তুই এতক্ষনে ? আমি জানি আজকে তুই ফোন করবি = কালকেও করছিলাম , আব্বা ধরছিল , আমি চিল্লাই , কিন্তু আব্বা শুনেনা - - হুম . . . তোর আব্বা বললো = আব্বা রে ডিজিটাল বানান - - কেমনে ? = হেয়ারিং এইড লাগাইতে কন - - তোর বাপ মাইনষের মনে মনে বলা কথাও শুইনা ফেলে মাঝে মাঝে = হি হি . . . ডাক্তার কি বলছে ? - - আমার ডায়াবেটিস বেড়ে গেছে অনেক . . . = বেশী কইরা মিষ্টি খান , এক বন্ধু আছে , ফেইসবুকে বগুড়ার দই এর দোকান আছে , অরে বইলা দেই , বাসায় দই দিয়া আসবে - - ফেইসবুক কি ? = একটা চিড়িয়াখানা - - আমারে বোকা বানাস খালি তোরা দুই ভাই বোন , আমি জানি ফেইসবুক একটা ওয়েবসাইট , সায়েবার ছবি আছে , আদিত্যর ছবি আছে = এইবার তাইলে আমি বোকা হইলাম - - তুই জন্ম থিকাই বোকা আছিলি , কিন্তু যত বড় হইতেছিশ , তত শয়তান হইতেছিস = আমি মোটেও শয়তান না , আমি খুব ভাল বাবু - - জানি তো , জন্ম দিছিনা তুমারে = আব্বু যে বলছিলো হাসপাতাল থিকা নিয়া আসছে ? - - তোর বাপে কি জানে ? ৯ মাস কষ্ট করছি আমি , আমি জানি কই থিকা আসছস = আপনার মন খারাপ কেন ? - - আদিত্য আসছিলো , কান্না করছে যাওয়ার সময় , যাইতে চায়না = বাচ্চা মানুষ , জুন মাসে তো চলেই আসবে , আর কয় দিন ? - - ওর চেহারাটা তোর ডুপ্লিকেট = তাইলে মনে হয় আমারই বাচ্চা - - চুপ কর হারামজাদা . . . = হি হি - - আমি সারা দিন ফোন নিয়া বইসা থাকি , আদিত্য ফোন করে আমাকে = আমার সাথে কথা বলেনা বেশী - - তোর সাথে রাগ , তুই আসোসনা , খেলস না অর সাথে = হুম - - বাবা , খাইছিস কিছু ? = আপনার কি মনে আমি সারা বছর রোজা রাখি ? - - আমি জানি তুই পেট ভইরা খাস না = কোন দুঃক্ষে যে আপনারে ওই কথা কইতে গেছিলাম - - আইসা পর দেশে = আসবো - - সেই দিন তো এমন শরীর খারাপ হইছে , মনে করছি আর দেখা হইলোনা তোর সাথে = ধুর , কি কন - না কন , এখনও এক সাথে বাইর হইলে আপনারে আমার বোন কইবো মানুষ - - চুপ কর হারামজাদা . . . = হি হি - - আচ্ছা . . . রাইখা দে , বিল উঠতেছে তোর = আপনাদের নেত্রকোনা গুষ্টির সব গুলা আমার বিল উঠা নিয়া এত চিন্তিত কেন ? যারেই ফোন দেই , সেই কয় তুমার বিল উঠতেছে - - থাপ্পর খাবি হারামজাদা . . . = হি হি . . . - - এখন রাইখা দে , শ্বাশকষ্ট হয় বেশী কথা বললে = আচ্ছা - - চোখ মুখ ধুইয়া কিছু খা , চিন্তা করিসনা = না ধুইয়া খাই ? - - না , মানুষ দেইখা ফেলবে তোর লাল চোখ , গাল ভিজা = আপনে কেমনে বুঝেন ? - - আমি তোর পেট থিকা হইছি , না তুই আমার পেট থিকা হইছিস ? = আমি হাসপাতাল থিকা হইছি - - বান্দর = আচ্ছা , তাইলে রাইখা দেই - - হুম . . . সময় পাইলে ফোন দিস = আচ্ছা - আল্লাহ হাফেয . . . . . সুচীপত্র - মা দিবসের ( ২০০৯ ) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক
শেষ পর্যন্ত শায়লা ও রুমানা আহমেদ দলকে নয় উইকেটের বড় জয় এনে দেন । শায়লা ৩৯ ও রুমানা ৮ রানে অপরাজিত ছিলেন । আবাহনীর পক্ষে জাহানারা আলম ১ উইকেট নেন ২৩ রানে । এর আগে মোহামেডানের আঁটোসাটো বোলিংয়ে শুরু থেকেই রানের জন্য লড়াই করতে হয়েছে আবাহনীকে । এক দিনের রান তোলার শ্লথ গতি ও অন্য্যদিকে প্রথম থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় পাল্টা আক্রমণ করা দলটির পক্ষে সম্ভব হয়নি । সর্বোচ্চ রান আসে জাহানারার ব্যাট থেকে ।
বাজারে নকিয়ার সেটই সবচেয়ে জনপ্রিয় , আর এই জনপ্রিয়তাকে পুজি করে এক শ্রেনীর অসাধু আমদানীকারক নিম্নমানের নকিয়া সেট এনে আপনাকে প্রতারিত করছে । আসুন দেখি কিভাবে আপনার সেট এর কোয়ালিটি ভাল মন্দ যাচাই করবেন । * # 06 # চাপুন । এতে করে আপনার মোবাইল এর ১৫ ডিজিট এর আই এম ই নম্বার পাবেন । নোট : আই . এম . ই = ইন্টারন্যাশনাশ মোবাইল ইকুইপমেন্ট । [ . . . ]
কুতুবদিয়ায় ৬ ইউনিয়নে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে । গত ২৯ মার্চ উপজেলার উত্তর ধূর " ং , দক্ষিন ধূর " ং , লেমশীখালী , কৈয়ারবিল , বগঘোপ ও আলী আকবর ডেইল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় । ভোট শাšি - - পূর্ণ ভাবে অনুষ্ঠিত হলেও প্রাপ্ত ফলাফল নিয়ে প্রতিদ্বন্ধীরা প্রার্থীরা অভিযোগ তুলেন । নির্বাচন পরবর্তী বেশ কয়েকটি ঘটনা ও ঘটে । একাধিক ইউনিয়নে ফলাফল কেন্দ্রে ঘোষনা না করে সংশিষ্ট রিটার্নিং অফিসে এসে ঘোষনা হরা হয় । যদি ও বা ফলাফল সংশিষ্ট প্রিজাইডিং অফিসারগণ স্ব - স্ব কেন্দ্রে ঘোষনা দেওয়ার নিয়ম থাকলেও কিছুু কেন্দ্রের ফলাফল কেন্দ্রে ঘোষনা নাদিয়ে রিটারনিং অফিসারের অফিসে এসে তৈরী করেন বলে গুর " তর অভিযোগ পাওয়া গেছে । এনিয়ে অতীতের চেয়ে কুতুবদিয়ায় ভোট গ্রহন সুষ্ঠ হলেও ফলাফল প্রকাশে অনেকটা অনিয়মের অভিযোগ করেছেন অনেক প্রার্থী ও সচেতন মহল । ১ নং উত্তর ধুর " ং ইউনিয়ন : এ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয় সিরাজদৌলাহ ( দেয়ালঘড়ি ) প্রাপ্ত ভোট ৪ হাজার ৯ শত ৫৩ । তার নিকটতম প্রদ্বিন্ধি প্রার্থী আ . স ম শাহরিয়ার চৌধুরী । ১নং সংরক্ষিত সদস্যরোকেয়া বেগম , ২নং সংরক্ষিত সদস্য সাজুয়ারা বেগম , ৩নং সংরক্ষিত সদস্য হামিদা বেগম । সাধারণ সদস্য যথাক্রমে ১নং ওয়ার্ড মতি উলাহ , ২নং ওয়ার্ড শাহাদত কবির , ৩নং ওয়ার্ড মোহাম্মদ ফার " ক , ৪নং ওয়ার্ড ' র নূর " ন্নবী ফুটবল , ৫নং ওয়ার্ড ছলিম উলাহ লাটিম , ৬নং ওর্য়াড মোকতার আহমদ ফুটবল , ৭নং ওয়ার্ড ইকবাল বাহার মোরগ । ৮নং ওয়ার্ডের কলিম উলাহ মোরগ ও ৯নং ওয়ার্ডের নেজাম উদ্দিন মোরগ । ২নং দক্ষিন ধূর " ং ইউনিয়ন : এ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত তালা প্রতীক নিয়ে ইউনিয়ন বিএনপি সভাপতি আলা উদ্দিন আল আজাদ ৪ হাজার ৬ শত ৯৮ ভোট পেয়ে বিজয়ী হন । তার নিকটতম প্রতিদ্বন্ধি বর্তমান চেয়ারম্যান ছৈয়দ আহমদ ( আনারস ) ৩ হাজার ৪০৮ ভোট পান । এ ছাড়া ১ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে সাবেকুন নাহার ( সেলাই মেশিন ) , ২ নং সংরক্ষিত ওয়ার্ডে শিরিন আকতার ( কলস ) এবং ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে আজিমুন নাহার ( কলস ) বিজয় লাভ করেন । সাধারণ সদস্য যথাক্রমে ১নং ওয়ার্ড নূর " ল আমিন ফুটবল ২নং ওয়ার্ড শাহেদ উলাহ মোরগ , ৩নং ওয়ার্ড ' র মাহবুবুল কালাম মোরগ , ৪নং ওয়ার্ড মোকতার আহমদ মোরগ , ৫নং ওয়াড ' কাইছার আলম আপেল , ৬নং ওয়ার্ড ' হুমায়ূন কবির মোরগ , ৭নং ওয়ার্ড জসিম উদ্দিন মোরগ , ৮নং ওয়ার্ড মোর্শেদ আলম মোরগ , ৯নং ওয়ার্ড জয়নাল আবেদীন ফুটবল । ৩ নং লেমশীখালী ইউনিয়ন : এ ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান আকতার হোছাইন ( আনারস ) ৪ হাজার ৩ শত ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন । তার নিকটতম অপর প্রার্থী আকতার হোছাইন ( চশমা ) পান ৪ হাজার ২ শত ২৪ ভোট । ভোটের ফলাফলে কারচুপির অভিযোগ করেছেন অপর প্রার্থী । সংরক্ষিত মহিলা সদস্য ১ , ২ , ৩নং ওয়ার্ড মনোয়ারা বেগম টিয়া পাখি , ৪ , ৫ , ৬নং ওয়ার্ড সাফিয়া আকতার টিয়াপাখি ও ৭ , ৮ , ৯ নং ওয়ার্ড শামসুন্নাহার পদ্মফুল , সাধারণ সদস্য ১নং ওয়ার্ড ' র আবু মুছা তবলা , ২নং ওয়ার্ড ' র সাজেদ উলাহ টিউবওয়েল । ৩নং ওয়ার্ড ' র হাবিব উলাহ টিউবওয়েল । ৪নং ওয়ার্ড ' র জাফর আলম টিউবওয়েল । ৫নং ওয়ার্ড ' র নূর " ল হক টিউবওয়েল , ৬নং ওয়ার্ডের তমিজ উদ্দিন ফুটবল , ৭নং ওয়ার্ড ' র জাকের উলাহ মোরগ , ৮নং ওয়ার্ড ' র মোর্শেদ আলম টিউবওয়েল ও ৯নং ওয়ার্ড ' র আবদুল মালেক টিউবওয়েল । ৪ নং কৈয়ারবিল ইউনিয়ন : এ ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আজমগীর মাতবর ( চশমা ) ২ হাজার ১ শত ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মো : আবু মুছা কুতুবী ( আনারস ) ২০০৫ ভোট পান । তবে তিনি বিজয়ী প্রার্থীর বির " দ্ধে আপত্তি জানিয়েছেন । সংরক্ষিত মহিলা সদস্য ১ , ২ , ৩ নং ওয়ার্ড ' র ফরিদা বেগম টেলিভিশন , ৪ , ৫ , ৬ নং ওয়ার্ড ' র রওশন আরা বেগম ও ৭ , ৮ , ৯নং ওয়ার্ডর দিলর " বা খানম কলসী , সাধারণ সদস্য ১নং ওয়ার্ড ' র ফরিদুল আলম ফুটবল , ২নং ওয়ার্ড ' র রমিজ উদ্দিন টিউবওয়েল , ৩নং ওয়ার্ড ' র বদিউল আলম ফুটবল । ৪নং ওয়ার্ড ' র মীর কাসেম মোরগ , ৫নং ওয়ার্ড ' র , নূর " ল বশর ফুটবল , ৬নং ওয়ার্ডের আমান উলাহ মোরগ , ৭নং ওয়ার্ডের শাহ নেওয়াজ ফুটবল , ৮নং ওয়ার্ডের শামসুল আলম মোরগ , ৯নং ওয়ার্ডের শফিউল আলম মোরগ । উপজেলা সদর ৫ নং বড়ঘোপ ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান আলহাজ শাকের উলাহ বিএসসি ( আনারস ) ৫ হাজার ৪ শত ০৭ ভোট পেয়ে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী বিএনপি উপজেলা সেক্রেটারী মোবারক হোছাইন ( দেয়াল ঘড়ি ) পান ৩ হাজার ৯ শত ৮৩ ভোট । সংরক্ষিত মহিলা সদস্যের মধ্যে ১ , ২ , ৩ নং ওয়াড ' র রোকসানা আকতার পদ্মফুল , , ৪ , ৫ , ৬নং ওয়ার্ডের সেলিনা আকতার কলসী । ৭ , ৮ , ৯নং ওয়ার্ডের মধ্যে ফরিদা জাফর সেলাই মেশিন , সাধারণ সদস্যদের মধ্যে ১নং ওয়ার্ডের মোহাম্মদ ইয়াছিন ফুটবল , ২নং ওয়ার্ডে আকতার উদ্দিন ফুটবল , ৩নং ওয়ার্ডে মোহাম্মদ হোছাইন বাদশা টিউবওয়েল , ৪নং ওয়ার্ডে নাছির উদ্দিন ঘুড়ি , ৫নং ওয়ার্ডের আবুল কালাম বৈদ্যুতিক পাখা , ৬নং ওযার্ডের নূর খান আপেল , ৭নং ওয়ার্ডের সালা উদ্দিন ফুটবল । ৮নং ওয়ার্ডের আমির হোছাইন মোরগ , ৯নং ওয়ার্ডের রেজাউল করিম ফুটবল । ৬ নং আলী আকবর ডেইল ইউনিয়ন : উপজেলা চেয়ারম্যান এটিএম নুর " ল বশর চৌধুরীর ছোট ভাই ফিরোজ খাঁন চৌধুরী ৫ হাজার ৪ শত ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মুহাম্মদ আনোয়ার হোছাইন পান ৫ হাজার ১৮৭ ভোট । অবশ্য এ ফলাফলে আপত্তি জানিয়েছেন আনোয়ার হোছাইন । একাধিক কেন্দ্রের রেজাল্ট উপজেলায় আসার পর লেখার অভিযোগ রয়েছে । সংরক্ষিত মহিলা ১ , ২ , ৩নং ওয়ার্ডের ছফিনা আরেফ কলসী , ৫ , ৬ , ৭ নং ওয়ার্ডের , দিলনেওয়াজ কলসী , ৭ , ৮ , ৯নং ওয়ার্ডের ফজিলাতুন্নেছা কলসী , সাধারণ সদস্য ১নং ওয়ার্ডের আবু জাফর ছিদ্দিকী ফুটবল , ২নং ওয়ার্ডের আকতার আলম মোরগ , ৩নং ওয়ার্ডের নজর " ল ইসলাম ফুটবল , ৪নং ওয়ার্ডের মোঃ জাহাঙ্গীর সিকদার মোরগ , ৫নং ওয়ার্ডের আবদুস আবুল হাশেম ফুটবল , ৬নং ওয়ার্ডের আকতার কামাল মোরগ । ৭নং ওয়ার্ডের মাহমুদুল করিম মোরগ , ৮নং ওয়ার্ডের বকতিয়ার আলম টিউবওয়েল , ৯নং ওয়ার্ডের আহমদ খলিল ফুটবল ।
0ডিবি ও রমনা থানা বলেছে , কিছুই জানে না 00 জামায়াতে ইসলামীর মগবাজারস্থ কেন্দ্রীয় অফিসে গতকাল সোমবার সন্ধ্যায় ডিবি পুলিশ তল্লাশি চালিয়েছে । এ সময় জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ , ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ও প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম অফিসে উপস্থিত ছিলেন । এ নিয়ে কেন্দ্রীয় অফিসে ৫ বার ও মহানগরী অফিসে ৩ বার পুলিশ তল্লাশি চালিয়েছে । কোনবারই কোন কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ । দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল তাৎক্ষণিক প্রক্রিক্রিয়ায় এর তীব্র [ . . . ]
একদিন প্রাতঃকালে , কাউয়া ব্যাক্ত করিল এক চরম অভিলাষ কহিল কাউয়া , " আমার মানুষ হইতে মন্চায় সেইসব মানুষ যারা প্রতিদিন সকালে উইঠা
পাথরঘাটা পৌর বণিক সমিতি ' র নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান পৌরসভার মেয়র মল্লিক মোহাম্মদ আইউব ( ছবিঃ আমাদের বরিশাল ডটকম )
জন হুইলারের প্রতি শ্রদ্ধা জানাই । । গতকাল সচলায়তনের তার মৃত্যু সংবাদটি পড়েছিলাম . . .
আগুডোস | আগুৱাই | আগুৱাস ডা প্রাটা | আগুৱাস ডে লিনডোইয়া | আগুৱাস ডে সাও পেড্রো | আগুৱাস ডে সান্টা বার্বারা | আটিবাইয়া | আডামান্টিনা | আডোলফো | আনগাটুবা | আনড্রাডিনা | আনহুমাস | আনহেমবি | আনালান্ডিয়া | আপারেসিডা | আপারেসিডা ডি ' ওএস্টে | আপিআই | আভাই | আভানহানডাভা | আভারে | আমপারো | আমেরিকানা | আমেরিকো ডে কাম্পোস | আমেরিকো ব্রাসিলিএনসে | আরিরানহা | আরুজা | আরেইওপোলিস | আরেইয়াস | আরেয়ালভা | আর্কো - ইরিস | আর্টুর্ নোগুৱেইরা | আলউমিনিও | আলটিনোপোলিস | আলফ্রেডো মার্কোন্ডেস | আলভারেস ফ্লোরেন্সে | আলভারেস মাচাডো | আলভারো ডে কার্ভালহো | আলভিনলান্ডিয়া | আলামবারি | আল্টাইর্ | আসপাসিয়া | আসসিস | ইউনিয়াউ পাউলিস্টা | ইএপে | ইকয়েম | ইগারাকু ডো টিয়েটে | ইগারাটা | ইগারাপাভা | ইগুৱাপে | ইটাই | ইটাওকা | ইটাকুৱাকুয়েসেটুবা | ইটাজু | ইটাজোবি | ইটাটিঙ্গা | ইটাটিবা | ইটানহায়েম | ইটাপিরা | ইটাপিরাপুৱা পাউলিস্টা | ইটাপুই | ইটাপুরা | ইটাপেটিনিঙ্গা | ইটাপেভা | ইটাপেভি | ইটাপেসেরিকা ডা সের্রা | ইটাপোরাঙ্গা | ইটাপোলিস | ইটাবেরা | ইটারারে | ইটারিরি | ইটিরাপিনা | ইটিরাপুৱা | ইটু | ইটুপেভা | ইটুভেরাভা | ইটোবি | ইনউবিয়া পাউলিস্টা | ইন্ডাইয়াটুবা | ইন্ডিয়ানা ( সাও পাউলো ) | ইন্ডিয়াপোরা | ইপাউসসু | ইপিগুআ | ইপুৱা | ইপেউনা | ইপেরো | ইপোরাঙ্গা | ইবাটে | ইবিউনা | ইবিটিঙ্গা | ইবিরা | ইবিরারেমা | ইয়াকরি | ইয়াকানগা | ইয়ারাস | ইরাপুরু | ইরাপুৱা | ইরাসেমাপোলিস | ইলহা কোমপ্রিডা | ইলহা সোলটেইরা | ইলহাবেলা | উকহোআ | উবাটুবা | উবারানা | উবিরাজারা | উরু | উরুপেস | উর্য়ানিয়া | এউকলিডেস ডা কুনহা পাউলিস্টা | এচাপোরা | এনগেনহেইরো কোয়েলহো | এমবাউবা | এমবু | এমবু - গুৱাকু | এমিলিয়ানোপোলিস | এলিসিয়ারিও | এসটিভা গয়েরবি | এসট্রেলা ডি ' ওএস্টে | এসপিরিটো সান্টো ডো টুর্ভো | এসপিরিটো সান্টো ডো পিনহাল | ওকাউকু | ওন্ডা ভের্ডে | ওরিন্ডিউভা | ওরিয়েন্টে | ওর্লান্ডিয়া | ওলইমপিয়া | ওসকার্ ব্রেসসানে | ওসভালডো ক্রুজ | ওসাসকো | ঔরিনহোস | ঔরিফ্লামা | ঔর্ওএস্টে | পুরা লাতঙহানি চেইক . . .
ফার্মেসী কাউন্সিল অফ বাংলাদেশ রাহাত টাওয়ার , লিংক রোড , ওয়েস্ট বাংলামোটর , ঢাকা
সমাজের গরীব দুঃখী সবিধা বঞ্চিত মানষদেরকে ( টোকাই ) নিয় আপনার ভাবনাকে স্বাগত জানাই , কবিতায় কয়েকটি বানান ঠিককরে দিবেন , বক্তব্য সুন্দর এটাও খুব ভালো হয়েছে ।
ওসি জিয়াউজ্জামান জানান , মামলা দায়ের না হলেও ঘটনার পর থেকে পুলিশ তদন্তে নেমেছে । থানা পুলিশের একাধিক টিম এ ব্যাপারে কাজ করছে ।
তখন আমি একটু ছোঁব হাত বাড়িয়ে জড়াব তোর বিদায় দুটি পায়ে , তুই উঠবি আমার নায়ে , আমার বৈতরণী নায়ে ।
এলাকাবাসী জানায় , বরগুনার আমতলী ও পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদী সাগর মোহনা এবং শারিকখালী গ্রামের ডোন নদীর সংযোগস্থলে সত্তর দশকে পানি উন্নয়ন বোর্ড বাঁধ ও ক্লোজার নির্মাণ করে । লবণ পানির হাত থেকে কৃষি জমি রক্ষায় এ বাঁধ ও ক্লোজার নির্মাণ করা হয় । তবে নব্বই দশকে একটি প্রভাবশালী মহল মাছ চাষ করতে নামমাত্র মূল্যে ইজারা নিয়ে বাঁধসহ ক্লোজার দখল করে নেয় । প্রভাবশালীরা ক্লোজার দিয়ে তাদের ইচ্ছামত নদীর লবণ পানি ওঠানামা করানোর কারণে কৃষি কাজ বন্ধ হয়ে যায় ।
এই সদস্যের বাবা মা ( ? ) তাকে মনেহয় ভদ্রতা শেখায় নি
what the F ! ! ! এত কম পানিতে এত মানুষ ! ! ! আমি মুতলেওতো এর চেয়ে বেশি পানি হয় ! এটা কি ওয়াটার কিংডম নাকি ? নাম শুনছি অনেক ! এতো ভয়াবহ অবস্থা । আমার জানামতে পানিতে নেমে সবাই একবার মুতে ! এখানে যদি ২০০ মানুষ হয় ! একজন মানুষ একবারে সবোর্চ্চ ৩০০ মিলি লিটার মুততে পারে । তাহলে কত দাড়ালো ! ! ৬০ লিটার মুত । এক বালতি পানিতে ৬০ লিটার মুত । এর মধ্যে এত খুশি ! ! আফসুস ! !
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির , ফেনী শহর শাখার ২০১১সেশনের ষান্মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয় । শহর সভাপতি রাশেদুল হাসান রানার সভাপতিত্বে এবং শহর সেক্রেটারী তারেক মাহমুদ এর পরিচালনায় ষান্মাসিক দায়িত্বশীল বৈঠকে উপস্থিত ছিলেন ফেনী জেলার সাবেক সভাপতিদ্বয় লিয়াকত আলী ভূঞা ও মাওলানা মাহমুদুল হক , সাবেক ফেনী জেলা সেক্রেটারীদ্বয় নিজাম উদ্দিন ও আ ন ম আব্দুর রহিম । এতে আরও উপস্থিত ছিলেন শহর শাখার দায়িত্বশীলবৃন্দ । উক্ত বৈঠকে ফেনী শহর শাখার সাংগঠনিক ২৮টি শাখার বিগত ৬টি মাসের কার্যবিবরণী পেশ ও পর্যালোচনা করা হয় । ফেনী শহর শাখার ষান্মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির , ফেনী শহর শাখার ২০১১সেশনের ষান্মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয় । শহর সভাপতি রাশেদুল হাসান রানার সভাপতিত্বে এবং শহর সেক্রেটারী তারেক মাহমুদ এর পরিচালনায় ষান্মাসিক দায়িত্বশীল বৈঠকে উপস্থিত ছিলেন ফেনী জেলার সাবেক সভাপতিদ্বয় লিয়াকত আলী ভূঞা ও মাওলানা মাহমুদুল হক , সাবেক ফেনী জেলা সেক্রেটারীদ্বয় নিজাম উদ্দিন ও আ ন ম আব্দুর রহিম । এতে আরও উপস্থিত ছিলেন শহর শাখার দায়িত্বশীলবৃন্দ । উক্ত বৈঠকে ফেনী শহর শাখার সাংগঠনিক ২৮টি শাখার বিগত ৬টি মাসের কার্যবিবরণী পেশ ও পর্যালোচনা করা হয় ।
দিনাজপুর , ১০ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : ধর্মভিত্তিক ১২টি দলের ডাকা দেশব্যাপী টানা ৩০ ঘণ্টার হরতালের প্রথম দিনে আজ রোববার দিনাজপুরে ঢিলেঢালা ভাবে হরতাল পালিত হচ্ছে । দুপুর পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি । শহর ও শহরের বাইরে দূরপাল্লার বাস - ট্রাক চলাচল বন্ধ থাকলেও রিকশা , সাইকেল , মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইক , প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে । শহরে অনেক দোকানপাট খোলা রয়েছে । কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের নিমতলা , গনেশতলা , কলেজ মোড় , মহারাজা মোড় , লিলির মোড়সহ বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে । পুলিশের উপস্থিতিতে হরতালকারীরা কোনো প্রকার পিকেটিং করতে পারেনি । কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ হাসান শামীম ইকবাল জানান , প্রায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে । এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / রাজ / ১৫ . ১২ ঘ . )
রাজশাহী , ২৫ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : রাজশাহীর বোয়ালিয়া থানা ক্যাম্পাসে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে । আজ শনিবার থানায় কর্মরত এসআই শামিম হোসেনের কোয়ার্টার থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে । তার নাম . . . . বিস্তারিত পড়ুন »
খুলনা , ১১ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : খুলনার একটি আদালত ধর্ষণ মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড , ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে । একটি ধর্ষণ মামলার রায়ে খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো . সেকেন্দার আলী আসামি শিশির ঘোষের বিরুদ্ধে আজ সোমবার এ রায় প্রদান করেন । আদালত সূত্রে জানা গেছে , ২০০৯ সালের ২৪ নভেম্বর যশোর সদরের ইসহাক আলী সড়কের আসলাম সরদারের স্কুল পড়ুয়া কন্যাকে শিশির ঘোষ অপহরণ করে । ঘটনার পরদিন আসলাম সরদার বাদী হয়ে যশোর সদর থানায় একটি মামলা দায়ের করেন । ২৭ নভেম্বর ঝিনাইদহের কালিগঞ্জ থেকে অপহৃতাকে পুলিশ উদ্ধার করে । ২০১০ সালের ২৭ ডিসেম্বর মামলাটি বিচারের জন্য খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে । সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক দুটি রায়ে আসামিকে এই সাজা প্রদান করেন । ( শীর্ষ নিউজ ডটকম / এমএস / সস / ১৬ . ৫৮ঘ . )
আমি আপনার থেকে আরো ভালো উদাহরন দিতে পারব বোধহয় তমসো দীপ আর লেনিন হায়দারের বাতচিৎ নিয়ে । লেনিন হায়দারের মন্তব্যের প্রতিমন্তব্যে যেভাবে তমসো দীপ যেভাবে প্রতিবার যুক্তি আর যে লাইনে এগোলো প্রত্যেক বার তার সাথে নিচের গল্পটার মিল খুজে পান কিনা দেখুন -
যুগ যুগ ধরে নারীরা পৃথবীতে লাঞ্চিত ও বঞ্চিত ছিল । কেউ তাদের কোন মর্যাদা বা মান সম্মান দিত না । আরবরা জাহেলী যুগে নারীদরেকে জিন্দা কবরে দিয়ে দিত । পারস্য দেশে নারীরা পানি ও
অপরূদ্ধ / ফোরকান , খুলনাঃ খুলনা মহানগরীর নুরনগর ছোট বয়রায় আনোয়ার পোল্ট্রি ফার্মে বার্ড ফুতে আক্রান্ত একহাজার ৩০৯টি মুরগী ও ৩৭১টি ডিম গতকাল ( সোমবার ) সন্ধ্যায় নিধন করা হয় । জেলা প্রাণিসম্পদ বিভাগ পোল্ট্রি ফার্মটিকে কেন্দ্র করে এক কিলোমিটারের মধ্যে সকল পোল্ট্রি ফার্ম সংক্রমিত এলাকা ঘোষণা করে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে ।
বাংলাদেশনিউজ২৪x৭ . কম ঋণখেলাপের অভিযোগে নোবেল জয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড . মুহাম্মদ ইউনূস , গণস্বাস্থ্যের ডা . জাফর উল্লাহ চৌধুরী ও গণস্বাস্থ্য এবং গ্রামীণ টেক্সটাইল মিলস এর ১১ পরিচালকের বিরুদ্ধে মামলা করেছে সোস্যাল ইসলামী ব্যাংক । বুধবার দুপুরে সিরাজগঞ্জে অর্থঋণ আদালতে এ মামলা করা হয় । ওই ব্যাংকের সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক সাদেকুল ইসলাম ইউনূসসহ ১২ জনের বিরুদ্ধে ৩ কোটি ৬৬ লাখ ৩৯ হাজার ২১ টাকার ঋণখেলাপির মামলা করেছেন । মামলা নং - ১৬ / ২০১০ , তাং - ০১ - ১২ - ২০১০ ) । অর্থঋণ আদালতের বিচারক জেলা যুগ্ম জজ মতিয়ার রহমান মামলাটি আমলে নিয়ে রেকর্ড করার নির্দেশ দেন । একই সঙ্গে মামলাটির পরবর্তী শুনানি আগামী ২ জানুয়ারি ধার্য করেন আদালত । গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলসকে প্রধান বিবাদি করে দায়ের করা এ মামলার অন্য বিবাদিরা হলেন - প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম শিশির , পরিচালক মো . জাকারিয়া , ডা . আব্দুল কাশেম চৌধুরী , সন্ধ্যা রায় , রোকেয়া পারভীন নীলু , দিলরুবা খাতুন , লুৎফুল্লা হিল মজিদ ও অর্থনৈতিক গ্রুপের পরিচালক তরুণ চক্রবর্তী এবং গ্রামীণ ব্যাংকের উপ - ব্যবস্থাপনা পরিচালক খালেদ সামস্ ও গ্রামীণ উদ্যোগের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামীম আনোয়ার । মামলার আরজিতে বলা হয়েছে , গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ উদ্যোগ এবং গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলস যৌথভাবে টেক্সটাইল প্রজেক্ট করে ব্যবসা পরিচালনা শুরু করে । কর্মকর্তারা ব্যবসায় পুঁজি ও উৎপাদন বৃদ্ধির জন্য সোস্যাল ইসলামী ব্যাংকের সিরাজগঞ্জ শাখা থেকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ঋণ নেয় । ঋণের টাকা নির্দিষ্ট সময় পরিশোধ না করায় বিবাদীদের কাছে ব্যাংক সর্বসাকুল্যে ৩ কোটি ৬৬ লাখ ৩৯ হাজার ২১ টাকা পাওনা হয় । টাকা পরিশোধ করতে ব্যাংক কর্তৃপক্ষ বার বার তাগাদা ও সর্ব শেষ লিগ্যাল নোটিশ দেয় । তবুও টাকা পরিশোধ করা হয়নি । এতে পাওনা টাকা আদায়ে মামলাটি করা হয় । এ ব্যাপারে সোস্যাল ইসলামী ব্যাংক সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক মো . সাদেকুল ইসলাম ও ব্যাংকের প্যানেল আইনজীবী মো . নূরুল আমিন জানান , আসামিরা সবাই এ ঋণের সঙ্গে জড়িত । লিগ্যাল নোটিশ দেয়ার পরও ঋণ পরিশোধ না করায় মামলা করা হয়েছে । এদিকে নোবেল বিজয়ী ইউনূসের বিরুদ্ধে ইউরোপের দেওয়া কোটি কোটি টাকা গ্রামীণ ব্যাংক থেকে সরানোর অভিযোগ উঠেছে । মঙ্গলবার রাতে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক প্রামাণ্য চিত্রে এই অভিযোগ করা হয় । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / সাকিল আহমদ .
বরগুনা সংবাদদদদাতা , ২ ৪ জুন । । স্থানীয় সরকার নির্বাচনে নারীর মানবাধিকার ও রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহন বিষয়ৃক স্থানীয় সরকারের সাথে মতবিনিময় সভা বৃহস্পতিবার সকাল ১১ টায় বরগুনার জাগোনারী পাঠশালায় অনুষ্ঠিত হয় । বিস্তারিত
ঢাকা , ১২ জুলাই : চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক উল্টে ৪১ স্কুলছাত্র নিহত হওয়ার খবর শুনে আবু তোরাব উচ্চবিদ্যালয়ের প্রায় ১০ জন ছাত্রী শোকে মূর্ছা গেছেন । এদের মধ্যে চারজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষ এ কথা জানিয়েছেন । সোমবার ফুটবল খেলা দেখে . . . . বিস্তারিত »
মসাদিক উজ্জ্বল ভাই জা লিখেসেন তাতে আকাশের তারা ঝরে গেসে । উনি সহ্য করতে পারেনা জয় বা তারেক দেশ চালাতে পারবেনা , আকাশের তারা আপ নি মঙ্গল গ্রহে বাস করেন । এই দুনিয়ার খবর রাখবেন কেমন করে ? আপনার চোখে জে টিনের চশমা । মুই কি হনু ভাব দেখালেন মসাদিক উজ্জ্বল এর লেখায় মন্তব্য করে ,
রায়হানের রাজহাঁস । উচ্চারণ করলেন কামু ভাই । আমার সামনে । তিনি নাটক না সিনেমা বানাতে চান এটা নিয়ে । রাজহাঁস কেন ? সিগনিফাইয়ার ? প্রশ্নটা প্লট জানতে । যেহেতু গল্প পড়া নাই । আবু কায়সারের । জানলাম । তিনিও পড়েন নাই । শুধু শিরোনাম শুনেই সিনেমার সিদ্ধান্ত । শিরোনাম ভালো লাগার কারণ অনুপ্রাস । রায়হান । রাজহাঁস । তাইলে হালিমের হাঁসছানা কিংবা কামরুজ্জামান কামুর কারখানা হলেও হতো । রাজহাঁসের গুরুত্ব কী ? আমি বলি । সাথে ভাবি : এইসব অনুপ্রাস উচ্চারণে উপাখ্যান উন্মোচিত হয় কিনা আর নিরীক্ষার নামে একগাদা এন্টার দিলেই কবিতার মতো মনে হয় কিনা । _________________________ - ইশতিয়াক জিকো / ২৭ মে ২০০৮ , ঢাকা
Download XML • Download text