Text view
bpy-36
View options
Tags:
Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.
আল্লাহ তা ' য়ালা আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন । আমরা মুসলমান । মুসলমানদের ধর্ম হচ্ছে ইসলাম । ইসলামে পাঁচটি রুকন হচ্ছে কালিমা , নামাজ , রোজা , হজ্ব ও যাকাত । কালিমা পাঠের মাধ্যমে একজন মুসলিম বান্দা ইসলামী জীবন বিধান মতো চলতে অগ্রসর হয় । ইসলামী জীবন বিধান মতো চলার ক্ষেত্রে একজন মুসলিম বান্দার প্রথম শর্ত হলো নামাজ কায়েম করা । কারণ নামাজই হচ্ছে একজন মুসলমানের পরিচয় । জীবনে বেঁচে থাকার তাগিদে আমাদেরকে দৈনন্দিন অনেক কাজ করতে হয় । দৈনন্দিন বিভিন্ন ধরনের কাজ করতে গিয়ে মুহূর্তের মধ্যে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে ভুলে যাই । ভুলে যাই একদিন না একদিন আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে । সারাদিনে আমরা আমাদের মহান প্রভু আল্লাহ তা ' য়ালাকে কতবার স্মরণ করে থাকি । যদি আমরা মৃত্যুর কথা ভেবেও আল্লাহ তায়ালাকে স্মরণ করতাম তাহলে আমরা কখনোই অন্যায় বা খারাপ কাজে লিপ্ত হতে পারতাম না । বর্তমান যমানায় কয়জন বান্দা আল্লাহর কথা স্মরণ করে , মৃত্যুর কথা স্মরণ করে চোখ থেকে এক ফোঁটা পানি ফেলিয়ে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানাহ চায় ! তারপরও বলতে হয় ; এখনও আল্লাহর কথা স্মরণ করে , মৃত্যুর কথা স্মরণ করে কান্নাকাটি করে এমন মুসলিম বান্দা দুনিয়াতে আছে বলেই এখনও দুনিয়াটা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে । যার ইবাদতের জন্য আমাদের সৃষ্টি , তাকে অর্থাত্ মহান আল্লাহ তা ' য়ালাকে ভুলে গেলে তো চলবে না । একজন মুসলিম বান্দা দৈনন্দিন কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখার মধ্যে থেকেও যদি সে সময়মত দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে তবে কখনোই ঐ বান্দা তার সৃষ্টিকর্তাকে ভুলতে পারে না । ভুলতে পারে না তাকে একসময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে । নামাজ হচ্ছে এমন ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহর অতি সান্নিধ্যে পৌঁছাতে পারে । বান্দা বেশীরভাগ সময় নামাজ শেষে দু ' হাত তুলে মোনাজাত করে থাকে । এই মোনাজাতে বান্দা নিজের গুনাহ মাফের কথা , চাওয়া পাওয়ার কথা অর্থাত্ বান্দা তার মনের সমস্ত আবেগ , আশা , আকাঙ্ক্ষার কথা নামা শেষে আল্লাহর কাছে প্রকাশ করে থাকে । আর আল্লাহ তা ' য়ালাও তার বান্দার সমস্ত কথাবার্তা শুনে থাকেন । যদিও আমরা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তা ' য়ালাকে দেখতে পাই না । তাতে কোনো সমস্যা নেই , কেননা আমরা আল্লাহকে দেখতে না পেলেও তিনি আমাদেরকে দেখছেন । আল্লাহকে আমরা দেখতে পাই না , কিন্তু তিনি আমাদের দেখেন এ কথা সর্বদা আমাদেরকে মনে রাখা উচিত ; কেন না এতেই আমাদের ঈমান বৃদ্ধি পায় । আমরা যে আল্লাহ তা ' য়ালাকে না দেখে তাঁরই সন্তুষ্টির আশায় নামাজ কায়েমের সাথে সাথে অন্যান্য ইবাদত করে থাকি ; মূলত এটাই আমাদের খাঁটি মুসলিম হিসাবে খাঁটি ঈমানের পরিচয় । নামাজে আল্লাহর সাথে বান্দার যে কথোপকথন হয় , এর মাধ্যমে বান্দা আল্লাহর কাছে খুবই প্রিয় হয়ে ওঠে । কেন না বান্দা নামাজ কায়েম করে শুধুমাত্র আল্লাহর জন্য , তাঁর হুকুম মতো চলার জন্য । একজন মুসলিম বান্দা যখন নামাজ কায়েম করতে মসজিদে যান তখন ঐ বান্দার সাথে আরও অনেক মুসলিম বান্দার যোগাযোগ হয়ে থাকে । এতে তারা পরস্পরের কুশল বিনিময় সহজেই সম্পাদন করতে পারে । ফলে তাদের মধ্যে বন্ধুত্ব , ভালবাসা , সম্প্রীতি গড়ে ওঠে । দৈনিক পাঁচবার দলগত সংহতি প্রকাশের মাধ্যমে নামাজী ব্যক্তিদের মাঝে ঐক্য , মৈত্রী ও সহযোগিতার ভাবও গড়ে ওঠে । অতি স্বাভাবিকভাবে তারা সমাজবদ্ধ জীবনের দিকে এগিয়ে যায় । এর ফলে পরস্পরের মধ্যে হূদ্যতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় এবং সম্পর্কহীনতা দূরীভূত হয় । মুসলিম বোনেরা নিজেদের ঘরে বসেই নামাজ কায়েক করতে পারেন । তবে মুসলিম ভাইদের জন্য যেহেতু আলাদাভাবে আল্লাহ্ তা ' য়ালা নামাজ কায়েমের ব্যবস্থা করেছেন ; সেহেতু তাদের জামায়াতের নামাজ ত্যাগ করা ঠিক নয় । কোনো রকম ওজর ( ভয় ভীতি বা অসুস্থতা ) ছাড়া জামায়াতের নামাজ ত্যাগ করা অনুচিত । নামাজ হচ্ছে সামাজিক ঐক্যের প্রবর্তক । নামাজী ব্যক্তিরা নামাজ কায়েমের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার সাথে সাথে জীবনের সকল সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পরামর্শ করে থাকেন । এর ফলে তাদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রেরণা জেগে ওঠে । বর্তমান যামানায় নামাজের ব্যাপারে অনেক গাফলতি দেখা যায় । কিন্তু গাফলতি করলে কোন লাভ নেই , শুধু ক্ষতিই রয়েছে । কারণ আমাদেরকে একজন মুসলিম হিসেবে নামাজের হিসাব পরকালে সর্বপ্রথম দিতে হবে । এজন্য যে তাড়াহুড়ো করে নামাজ আদায় করবো তা হবে না । যে নামাজ কায়েম করলে আল্লাহ্র দরবারে কবুল হয় , যে নামাজ কায়েম করলে নিজেকে পাপ কার্য থেকে দূরে রেখে খাঁটি মানুষে পরিণত করা যায় এবং যে নামাজ কায়েম করলে আল্লাহর সাথে বান্দার অতি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে - ঠিক সেই রকম নামাজ আমাদেরকে কায়েম করতে হবে । আর এজন্য অবশ্যই আমাদেরকে আল্লাহ্ ও তাঁর রসূলের নির্দেশমত চলতে হবে ।
ঢাকা , ৪ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : আন্তর্জাতিক মানের বিচার হলে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দলের শীর্ষ নেতাদের কিছুই হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম । আজ সোমবার মগবাজার আল - ফালাহ মিলনায়তনে ৬ এবং ৭ জুলাই দেশব্যাপী লাগাতার ৪৮ ঘণ্টার হরতাল সফল করার লক্ষ্যে এক যৌথসভায় তিনি এ মন্তব্য করেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে আজহার বলেন , যুদ্ধাপরাধীদের বিচার আন্তর্জাতিক মানের হবে বলে ২০১০ সালে শেখ হাসিনা জাতিসংঘে ঘোষণা দিয়েছিলেন । কিন্তু এখন বলা হচ্ছে বিচার দেশীয় আদালতে হবে । এই দেশীয় আদালতের বিচার জামায়াত মানবে …
Shaheen on সোয়াইন ফ্লু : ১০ বিষয় জানা …
এ ব্যাপারে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আখতার জানান , বিএনপি কার্যালয় ও মাদ্রাসা ভাঙচুরের ঘটনায় কেউ অভিযোগ করেনি । তবে পুলিশ আহত হওয়ার ঘটনায় শনিবার রাতে এসআই হেমায়েত উদ্দিন খান বাদী হয়ে অজ্ঞাত পাঁচশ জনকে আসামী করে একটি মামলা করেছে ।
আরে দাদা কলি কালে আরো কত কি দেখবেন ধন্যবাদ ।
গাভী পালনের অন্যতম উদ্দেশ্য দুধ উত্পাদন । আর তার জন্য প্রয়োজন সুষম খাবার সরবরাহ , রোগাক্রান্ত হওয়ার সাথে সাথে যথাযথ চিকিত্সাসহ অন্যান্য দৈনন্দিন পরিচর্যা । তবে এর সাথে আরো কিছু সহজ বিষয়ের দিকে নজর দিলে দুধের উত্পাদন আশানুরূপ মাত্রায় বাড়ানো সম্ভব । দুধে আশি ভাগের বেশি পানি থাকে । বাকি ১২ . ৫ ভাগ ফ্যাট নয় এমন শক্ত পদার্থ যেমন - ভিটামিন , মিনারেল ইত্যাদি । অবশিষ্টাংশ ফ্যাট । এক লিটার দুধ উত্পাদনের জন্য গাভীর প্রায় চার লিটার পানির প্রয়োজন হয় । অথচ অধিকাংশ সময় গাভীকে পর্যাপ্ত পানি দেয়া হয় না । যেমন - রাতের বেলা পিপাসা লাগলেও গাভী পানি পান করতে পারে না । পর্যবেক্ষণে দেখা গেছে , গাভীকে পর্যাপ্ত বিশুদ্ধ পানি দিলে দুধের উত্পাদন প্রায় ২০ শতাংশ বেড়ে যায় । তাই গাভী যেন প্রয়োজনমত পানি পান করতে পারে সে জন্য চব্বিশ ঘণ্টা পানির পাত্রে পানি দিতে হবে । প্রচলিত ধারণা হচ্ছে গাভীকে বেশি খাবার দিলে দুধ উত্পাদন বেশি হবে । পর্যাপ্ত পরিমাণে সুষম , পুষ্টিকর খাবার গাভীর শারীরবৃত্তীয় কার্যক্রম পরিচালনার জন্য এবং দুধ উত্পাদনের জন্য অপরিহার্য কিন্তু অতিরিক্ত খাবার কখনোই নয় । বরং এতে হিতে বিপরীত হয় । খাবার হজমের জন্য পাকস্থলীর রাসায়নিক পরিবেশ হচ্ছে ক্ষারীয় । গাভী যত বেশি জাবর কাটবে খাবারের সাথে বেশি লালা মিশ্রিত হবে এতে খাবার বেশি হজম হবে । গাভী জাবর কাটার সময় না পেলে খাবার হজম হবে না । আর এ কারণে পুষ্টিও কম পাবে । আর পুষ্টি কম পেলে দুধ উত্পাদনও কমে আসবে । তাই খাবার হজমের জন্য গাভীকে কমপক্ষে আট ঘণ্টা জাবর কাটার সময় দিতে হবে । বিশেষ করে সন্ধ্যার পর আর কোনো খাবার দেয়া ঠিক হবে না । গাভীকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করতে হবে । প্রতি লিটার দুধে প্রায় ১ . ২ গ্রাম ক্যালসিয়াম থাকার কারণে দুগ্ধবতী গাভীর দুধ উত্পাদনের জন্য বেশি পরিমাণে ক্যালসিয়াম প্রয়োজন হয় । খাবারের সাথে ক্যালসিয়াম সরবরাহ না করলে গাভীর হাড় থেকে ক্যালসিয়াম ব্যবহার করে থাকে । এতে হাড়ে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে গাভী দুর্বল ও অসুস্থ হয়ে পড়ে । দুধ উত্পাদনও কমে যায় । উপরের বিষয়গুলোর দিকে নজর দিলে খরচ কমের পাশপাশি দুধ উত্পাদন বৃদ্ধি পাবে । খামারি লাভবান হবে । - - - - - - লেখক : ডা . হাসান মুহাম্মদ মিনহাজেআউয়াল , ঢাকা | শনি , ২ জুলাই ২০১১ , ১৮ আষাঢ় ১৪১৮
গাইবান্ধা , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়াহাটের গালা মাল ব্যবসায়ী মধুসূধন সাহাকে মারপিটের ঘটনায় ঢাকা - রংপুর মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় জনগণ এবং ব্যবসায়ীরা । আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে । জানা . . . . বিস্তারিত পড়ুন »
ধর্মীয় প্রতিস্ঠানঃ মসজিদ ২১০টি , পবিত্র স্থান ১টি , মন্দির ১৬টি ।
আপনার একটা নেগেটিভ রেপু পাওনা রইল । নগদে দিতে পারলাম না কারণ পূর্ব প্রতিজ্ঞা অনুযায়ী প্রজন্ম ফোরামে আমি কাউকে নেগেটিভ রেপু দিতে পারি না ( দেই না ) ।
ছহুল হোসেইন জানান , প্রথম দিন নওগাঁর পত্নীতলা ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভোটারদের তালিকা হালনাগাদ কাজ করা হবে ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরী শাখার প্রচার সসম্পাদক শহিদুল ইসলাম কবির বার্তা২৪ ডটনেটকে জানান , রাজধানীর বাবুবাজারে চার , যাত্রাবাড়ীতে পাঁচ , কাজলায় চার , পল্টনে চার ও উত্তরায় পাঁচ জনসহ অন্তত ৩৫ জনকে আটক করেছে পুলিশ ।
২ - যে ব্যক্তি পবিত্র মক্কা নগরীর বাইরে বা তা থেকেও দুরে থাকে , সে যদি নামায আদায়ের সময় এমনভাবে দণ্ডয়মান হয় যা অন্য কেউ দেখে বলবে যে , সে কিবলাহ্ মুখি হয়ে দাড়িয়ে নামায পড়ছে তাহলেই যথেষ্ট হবে ( তৌযিহুল মাসায়েল , মাসয়ালা নং - ৭৭৬ ) ।
( গ ) যোগাযোগ : ককসবাজার শহরে শহীদ সরণী রোডে এটি অবস্থিত ।
আরও ভালো লেখা চাই . . . . . সবাই স্বাধীনতা নিয়ে লিখেছে | সবার মাঝে জায়গা করে নিতে হলে আরও মনোযোগ দরকার . . . . . .
কাতার ভাই হিমু ভাইয়ের এত আগ্রহ কেনো ? ফুলবানু ভাবির কোন বোন আছে নাকি ?
স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে , উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশংকা রয়েছে ।
আগন্তুক বলেছেন : ইচমার্টনেচ এক ধরনের জিনিস যা উপরে বলা হইয়াছে
তোমার আবার শখ জাগলো কেন সাহরুফ খানরে দেখার ?
এটা কি আপনার কাছে অদ্ভুদ লাগছে ? আপনার সাথে সবাই এরকম আচরণ করবে , সেটাই স্বাভাবিক । মনে হচ্ছে খুব খুশিতে আছেন । আমাদেরকেও খুশি করার মত কিছু উপহার দিন ।
লেখকের এবং মন্তব্যকারীর লেখায় অথবা প্রোফাইলে পরিষ্কারভাবে লাইসেন্স প্রসঙ্গে কোন উল্লেখ না থাকলে স্ব - স্ব লেখার এবং মন্তব্যের সর্বস্বত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারী কর্তৃক সংরক্ষিত থাকবে । লেখকের বা মন্তব্যকারীর অনুমতি বা সূত্রোল্লেখ বা কৃতজ্ঞতা স্বীকার ব্যতিরেকে লেখার বা মন্তব্যের আংশিক বা পূর্ণ অংশ কোন ধরনের মিডিয়ায় পুনঃপ্রকাশ করা যাবে না ।
কেউ একজন বলিলেন , উত্তর দিকের খাঁচায় নাকি একটি নতুন চিড়িয়া এসেছে । হন্ত দন্ত হয়ে গিয়ে দেখি ঘোর কৃষ্ণকায় এক ১৫ - ১৬ বছরের বালক বসে আছে । আমি পাশের একজন দর্শক আপাকে জিজ্ঞেশ করতেই তিনি চেঁচিয়ে বললেন ,
গতকাল প্রথম আলো ' তে একটা খবরের শিরোনাম ছিলো এরকম - " গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে প্রচারণার সিদ্ধান্ত সরকারের " । পড়ে হাসলাম । হাসিটা দিলাম মূলতঃ দু ' টো কারণে । প্রথমত সরকার রাষ্ট্রের আইন দ্বারা প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ কোন পন্থায় না গিয়ে তার গায়ে থু থু ছিটানোর মতো আবালীয় পথে যাচ্ছে । আর দ্বিতীয়ত সরকার সংশ্লিষ্ট বড় বড় মাথাওয়ালাদের চিন্তার সংকীর্ণতা দেখে ।
লেখক বলেছেন : আমার হাতের রান্না মানে ! ! ! দ্যাশে গিয়া রান্নাঘরের ২০ গজের মধ্যেই যামু না । এইখানে বাটে পইরা ডিম সেদ্ধ কইরা কই . . শাহী ডিমের কালিয়া রান্না করলাম । . . মনেরে মিছা কথা কইয়া বুঝাই . . একদিন আকাশের এক পরী আইবো . . সে হাচা হাচাই শাহী ডিমের কালিয়া রান্না কৈরা খাওয়াইবো । . . . . আশায় আশায় বসে আছি ওহে দয়াময় . . . . . . . . . . . . . . . .
সোপ্তাখানিক দিন ধইরা নাগু পড়তাসি । আইজকা মনে অইলো , আর নিবনধোন না কললি চলতিসে না ।
তবে তেলাপোকা , ঝিঁঝিপোকা ও গুবরে পোকা নজরে পড়লে এদের মাথা খারাপ হয়ে যায় - পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে শিকার পাকড়াও করতে । ফকিরহাট - বাগেরহাটে নীলকণ্ঠের নাম ' থোড়মোচা ' ও ' কেওয়া ' । কলার মোচার মতো রং অনেকটা , আকার - গড়ন - ধরনও কলার মোচার মতো , তাই এই নাম । অনেকটা ক্যাঁও ক্যাঁও শব্দে ডাকে , নাম তাই ' কেওয়া ' । এই দুটি নামই শুধু নয় , বাগেরহাট - ফকিরহাটের বহু প্রাণী ও পাখির স্থানীয় মজাদার নাম ব্যবহার করেছেন মনিরুল খান তাঁর প্রকাশিত বই এ গাইড টু ওয়াইল্ড লাইফ - এ ।
ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে যে ডকুমেন্টারী দেখায় সেগুলো থেকে কত কিছু শেখা যায় , কত ভাল লাগে . . . . . কিন্তু একই জিনিষ যদি ক্লাসরূমে পড়ানোর চেষ্টা করা হয় - কল্পনা করুন সেটা কতটা বিরক্তিকর হবে !
মামলার শুনানি চলাকালে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক । সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন আহমেদ প্রধান বিচারপতির সাথে সাক্ষাতকালে তিনি এ কথা বলেছেন বলে তারা সাংবাদিকদের জানিয়েছে । তারা বলেন , প্রধান . . .
বাংলাভিশন দুপুর ১ - ০৫ যত প্রেম তত জ্বালা ( ফেরদৌস , পূর্ণিমা ) । বৈশাখী টিভি সকাল ১০ - ৩০ অনির্ধারিত । জি বাংলা দুপুর ২ - ৩০ পিতৃভূমি ( জিৎ , স্বস্তিকা মুখার্জি ) । ৫ - ৩০ স্বয়ংসিদ্ধ ( রঞ্জিত মল্লিক , উৎপল দত্ত ) । ৮ - ৩০ তোমার জন্য ( ঋষি , শ্রেয়া , কাঞ্চন ) । ডিডি বাংলা বিকেল ৪ - ৩০ কড়ি দিয়ে কিনলাম ( তাপস পাল , মৌসুমী , অপর্ণা সেন ) । রাত ১১ - ০৫ ঋণশোধ । ইটিভি বাংলা সকাল ৮ - ৩০ হংসরাজ । দুপুর ২ - ৩০ সাথী আমার ( প্রসেনজিৎ , রচনা ) আকাশ বাংলা দুপুর ২ - ৩০ সোনার কেল্লা ( সৌমিত্র চট্টোপাধ্যায় ) । সন্ধ্যা ৬ - ৩০ জীবন তৃষ্ণা ( উত্তম কুমার , সুচিত্রা সেন ) । স্টার জলসা দুপুর ১২ - ৩০ যুদ্ধ ( মিঠুন , জিৎ ) । ৪ - ০০ রাজমহল ( প্রসেনজিৎ , রচনা ) রাত ৮ - ৩০ প্রেমের কাহিনি ( যীশু , দেব , কোয়েল মল্লিক ) । জি টিভি দুপুর ১ - ০০ বরসাত । ৪ - ০০ জোশ ( শাহরুখ খান , ঐশ্বরিয়া রাই ) । সনি দুপুর ১ - ০০ লাগে রহো মুন্নাভাই ( সঞ্জয় দত্ত , বিদ্যা বালান ) । সন্ধ্যা ৬ - ০০ চাক দে ইন্ডিয়া ( শাহরুখ খান ) স্টার প্লাস দুপুর ১ - ৩০ কুচ কুচ হোতা হ্যায় ( শাহরুখ খান , কাজল , রানী ) । রাত ১০ - ৩০ কৃষ ( রেখা , হূতিক রোশন , প্রিয়াঙ্কা চোপড়া ) । জি সিনেমা ( ভারত ) সকাল ৮ - ৩০ ইনসান ( অক্ষয় কুমার , অজয় দেবগন , এষা দেওল , লারা দত্ত ) । ১২ - ৩০ ম্যায়নে পেয়ার কিয়া ( সালমান খান ) ৪ - ৩০ তিরাঙ্গা ( রাজ কুমার , নানা পাটেকর ) । ৮ - ৩০ মর্দ ( অমিতাভ বচ্চন ) । জি প্রিমিয়ার ( ভারত ) সকাল ১০ - ০০ ফ্রেন্ডশিপ । ১ - ৩০ সানডে ( অজয় দেবগন , আয়শা টাকিয়া ) । ৫ - ৩০ আব তুমহারে হাওয়ালে ওয়াতন সাথিয়োঁ ( অমিতাভ বচ্চন ) । ৮ - ৩০ চাঁদনি চক টু চায়না ( মিঠুন , অক্ষয় কুমার , দীপিকা ) । সেট ম্যাক্স ( ভারত ) সকাল ৮ - ৩০ দিল তো পাগল হ্যায় ( শাহরুখ খান , মাধুরী , কারিশমা ) । ১২ - ৩০ দিল বোলে হাড়িপ্পা ( শহীদ কাপুর , রানী ) । ৪ - ৩০ আমদানি আঠানি খরচা রূপাইয়া ( গোবিন্দ , জুহি চাওলা , টাবু ) ৮ - ৩০ তাহসান ( অক্ষয় কুমার , সাইফ আলী খান , কারিনা কাপুর ) । ১১ - ০৫ টার্মিনেটর ৩ ( আরনল্ড শোয়ার্জনেগার ) । স্টার মুভিজ ( হংকং ) সকাল ৯ - ০৫ টুয়েলভ রাউন্ডস ( জন সিনা ) । ১০ - ৫৫ নোয়িং ( নিকোলাস কেজ ) । ১ - ০০ টাইটানিক ( লিওনার্দো ডিক্যাপ্রিও , কেট উইন্সলেট ) । ৪ - ১৫ অ্যাভাটার । ৯ - ৪৫ ব্ল্যাক হক ডাউন ( টম সিজমোর , ইওয়ান ম্যাকগ্রেগর ) এইচবিও সকাল ১০ - ৩০ রিচি রিচ ( ম্যাকলি কালকিন ) । ১২ - ৩০ ওয়াইল্ড চাইল্ড ( এমা রবার্টস ) । ২ - ৩০ ট্রান্সপোর্টার ৩ ( জেসন স্ট্যাটহ্যাম ) । ৪ - ৪৫ হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস ( ড্যানিয়েল র্যাডক্লিফ ) । ৮ - ০০ বোর্ডওয়াক এম্পায়ার । ৯ - ৩০ কাপলস রিট্রিট ( ভিঞ্চ ভন ) ।
ঃ ডাক্তার সাহেব , চশমা নেওয়ার পর কি আমি এ বি সি ডি পড়তে পারব ? ঃ অবশ্যই পারবেন । ঃ এবার দেখব , কোন শালায় কয় আমি ইংরেজি পারি না ।
তূর্য বলেছেন : জামা কাপড় শুকানোর উছিলায় টাঙ্কি মারা ঠিক না
অন্য হাদীছ শরীফে এসেছে - طلب العلم فريضة على كل مسلم ومسلمة অর্থ : প্রত্যেক মুসলমান নর - নারীর জন্য ইলম অর্জন করা ফরয । " ( মুসনাদু আবী হানীফা )
জেএমবি সন্দেহে পটুয়াখালীতে ১৫ জনকে আটক করেছে পুলিশ । অপরদিকে নাটোরে কালেমা জামাতের জেলা জিম্মাদারসহ ৯ নেতা কর্মী আটক করা হয়েছে । আমাদের পটুয়াখালী প্রতিনিধি মোঃ মনির হোসেন বাদল জানান , জেলার বাউফল থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সন্দেহে ১৫জনকে আটক করেছে । সোমবার গভীর রাতে বাউফল উপজেলার গোসিঙ্গা জামে মসজিদ থেকে এদেরকে আটক করা হয়েছে ।
সিরাজগঞ্জ , ২৬ জুন : জেলা বিএনপি ' র ডাকে সিরাজগঞ্জে অর্ধদিবস হরতাল পালিত হয় । জেলা বিএনপি ' র সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট মোকাদ্দেছ আলীকে গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয় । সকাল ৬টা থেকে দুপুর ১২টা . . . . বিস্তারিত »
মানেঃ সখে সখে কোন কাজ হাতে নিলেও সব কাজেরই দায়িত্ব নিতে হয় । তখন টের পাওয়া যায় এর ঝামেলা ।
ewwww ! ! ! হেড ফোন কানে লাগনো ছিলো ! আপনার দেয়া গান শুনতে গিয়া , গা রিরিরি করে উঠলো ! ! সাউন্ডস সো গে ! ! ! ওয়াককককককক ! ! !
মামলার তদন্তকারী কর্মকর্তা ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মামলার অভিযোগ থেকে সাবেক সংসদ সদস্য হাজী ইয়াছিন ও যুবদল নেতা মাহে আলমকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে আরো নতুন এক আসামিকে মামলায় অন্তর্ভুক্ত করে ১৮ জনের বিরুদ্ধে চার্জসিট প্রদান করেন ।
রংমহল » রূপালী পর্দা » বলিউড মুভি » রা . ওয়ানের শুটিং এর কিছু স্টিল ছবি
» পূর্ববাংলায় নকশাল আন্দোলনের প্রভাব - আমজাদ হোসেন , ১৯৮৯
গত ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুরে র্যাবের অভিযানের সময় গুলিতে আহত হয় লিমন । লিমনের দাবি , র্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গুলি করে ।
* মানচুমাহারা = মাঞ্জামারা কবি ( খেয়াল কইরা : তাই বইলা মানচুরে আমি ইসমার্ট কইলাম না কিন্তু . . . তবে মানচু ' র ভাল কবি . . . একদম মাঞ্জাওয়ালা . . এট্টু আগে তুমি যদি নদী হও আমি হবে জেগে থাকা চর না কইয়া জেগেথাকা ' চাঁদ ' বলছিলো । জিগাইলাম বিষয় কি . . যেই একখান ব্যাখ্যা দিলো . . . বাপ্রে ! ! তয় ছেলে ভাল . . ভবিষ্যত আমবশ্যার চান্দের লাহান ফকফকা . . . : rolleyes : )
শৈল্পিক ভাবনা বলেছেন : আপনার পরিচয় কি জানতে পারি ?
তাদের দেখতে হাজার হাজার ভক্ত জড়ো হন রজার্স সেন্টার ও তার আশপাশে ।
By সাদিয়া রহমান Panchagarh দেখা হয়েছে : ০ বার মানবাধিকার
বান্দরবানের বান্দরবান সদর উপজেলার বান্দরবান সদর , কুহালং , রাজবিলা , সুয়ালক , টংকাবতী ইউপি ।
পরিচ্ছন্নতার দোহাই দিয়ে হোসেন বাহিনীর ক্যাডার আলী মোহাম্মদ , সানা উল্লাহ ওরফে সানা , কাল শাজাহান , কালা নাসির , জুয়ারী রহম আলী , শ্যূটার
র্যাব এর মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম সোহায়েল সাংবাদিকদের জানান , পায়ে শেকল বেঁধে শ্রমিকদের বন্দি এবং মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হতো । ঠিকমতো খাবার দেওয়া হতো না তাদের ।
( এই লেখাটি পড়েছেন : ১৫৭৮৮ জন )
লেখকের এবং মন্তব্যকারীর লেখায় অথবা প্রোফাইলে পরিষ্কারভাবে লাইসেন্স প্রসঙ্গে কোন উল্লেখ না থাকলে স্ব - স্ব লেখার এবং মন্তব্যের সর্বস্বত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারী কর্তৃক সংরক্ষিত থাকবে । লেখকের বা মন্তব্যকারীর অনুমতি বা সূত্রোল্লেখ বা কৃতজ্ঞতা স্বীকার ব্যতিরেকে লেখার বা মন্তব্যের আংশিক বা পূর্ণ অংশ কোন ধরনের মিডিয়ায় পুনঃপ্রকাশ করা যাবে না ।
চাঁদপুর , ২৭ জুন : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর পৌরসভা নির্বাচন । ঢাকা নির্বাচন কমিশন অফিস থেকে চাঁদপুর পৌর সভাকে দেয়া এক চিঠির মাধ্যমে নির্বাচনের এ তারিখ জানানো হয়েছে । দীর্ঘদিন আইনী জটিলতার কারণে চাঁদপুর পৌরসভার নির্বাচন স্থগিত ছিল । বার্তা২৪ . . . বিস্তারিত »
উপকরণ : গরুর মাংস ৩ কেজি , আলু ১ কেজি , আদা বাটা ৪ টেবিল চামচ , রসুন বাটা ৫ টেবিল চামচ , মরিচ বাটা ১ টেবিল চামচ , জিরা বাটা ২ চা চামচ , তেল ১ কাপ , লবণ স্বাদমতো , টমেটোর সস ৩ টেবিল চামচ , হলুদ বাটা ১ টেবিল চামচ , ধনিয়া বাটা ২ চা চামচ , পিঁয়াজ বাটা ১ কাপ । যেভাবে তৈরি করবেন : মাংস ধুয়ে পানি নিংড়ে নিন । চুলায় তেল দিন । তেল গরম হলে গরম মসলা , পিঁয়াজ ও বাটা মসলা দিন । সামান্য পানি দিয়ে ১০ মিনিট মসলা কষিয়ে নিন । মাংস ঢেকে দিয়ে রান্না করুন । ১০ মিনিট পর ঢাকনা খুলে মাংস নেড়ে দিন । সিদ্ধ হয়ে তেলের উপর উঠলে মাংস নামিয়ে নিন । পরিবেশন করুন গরম গরম ।
By এ কে মানিক Mymensingh দেখা হয়েছে : ০ বার বিবিধ
কাহিনী মনে হয় ধইরা ফালাইছি । ফাফার সেটিং চেন্জ করে তো ?
এইডা তো ভূযা জিনিস হইছে হুদাই টাইম লস
ভোলা থানার ওসি মোবাশ্বের আলী ৯ জুলাই রাতে আমাদের বরিশাল ডটকমকে জানান , কলেজ ছাত্রীকে গনধর্ষনের পরপরই ওই ধর্ষকরা এলাকা ছেড়ে গা ঢাকা দেয় । তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত ছিল । এরই অংশ হিসাবে গোপন সংবাদ পেয়ে ৮ জুলাই রাতে পুলিশ চট্রগ্রাম থেকে মমিন ও রিপনকে গ্রেপ্তার করে । ৯ জলিাই এদের ভোলায় আনা হয় । তাদের ব্যাপক জিজ্ঞসাবাদ চলছে ।
লিনাক্সে কমান্ড বা প্যাকেজের নাম মুখস্ত করে ঝেড়ে দিলেই চলে । কোন দিকে তাকানো লাগে না । কোন নেক্সট নেক্সট করা লাগেনা । আমার ধারণাও হয়না কিভাবে কি ইন্সটল হচ্ছে , কোথায় কি ইন্সটল হচ্ছে । উইন্ডোজে আবার এইগুলো একটু বেশী হয় , সবকিছু জেনে বুঝে নেক্সট বাটন চাপা লাগে । এত জানা বোঝার টাইম কই ?
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে , ঢাকা বিভাগের ৬৩টি পৌরসভায় ৬৩ জন মেয়র , ৫৯৪ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও ১৯৮ জন সংরক্ষিত কাউন্সিলরের বিপরীতে সর্বমোট ৪ হাজার ১৬৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন । প্রত্যাহার ও যাচাই - বাছাইয়ের পর এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ হাজার ৭৮১ জন প্রার্থী । এর মধ্যে মেয়র পদের জন্য ২৯৯ জন , সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদের জন্য ২ হাজার ৭৪৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য ৭৩৫ জন প্রার্থী মাঠে আছেন । এসব পৌরসভায় মোট ভোটার ১৯ লাখ ৯৬ হাজার ৪২৮ জন । এরমধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৫১ হাজার ৯১০ জন এবং মহিলা ভোটার ১০ লাখ ৪ হাজার ৫১৮ জন ।
অফ টপিকঃ আমি শিওর এইবার আবার ৩টা আইডি সেম আইপি থেইকা আইছে । এক কাম করেন আমনে । এতো কষ্ট কইরা নিজে সব আইডি না খুইলা কিছু পোলাপাইনের ব্রেইন ওয়াশ দেন আপনার লাইনে আইবার লাইগা । পরথম পরথম কষ্ট হইব , বাট নেভার মাইন্ড - ভাল কাজে বাধা আইবই , লজ্জা ( এইডা আবার আপনার আছে নি ? ) পাইয়া দমার কুনোই মানে হয় না , সব সময় মনে রাখবেন আপনার মত বিশ্ব বেহায়াদের পাশে আমি সারা জীবন ছিলাম , আছি এবং থাকব ।
ইতা কিতা খইবার লাগছেন ? আমিতো কিছু বুঝবার পারি ন ।
ইলিয়াস লিখেছেন : ইমরান ভাইকে আইটেক বাংলায় স্বাগতম নিয়মিত হওয়ার আবেদন রইল
তথ্য প্রমাণের তো অভাব নেই , নিশ্চয়ই তাকে সময়মত আটক করা হবে ।
একদিন মাটির ভিতরে হবে ঘররে মন আমার , কেন বান্ধো দালান ঘররে মন আমার . . . . . . প্রানপাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে , ধরাধামে সবই রবে তুমি যাবে চলে . . .
গাজীপুর ডিবির ওসি হাসান আলী জানান , মঙ্গলবার রাতে জেলার জয়দেবপুর ও কাপাসিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪জন আন্ত : জেলা ডাকাতকে গ্রেপ্তার করা হয় এবং তাদের স্বীকারোক্তি মতে সদর উপজেলার কুনিয়া পাচর এলাকার বিসমিল্লিাহ জুয়েলার্সের মালিক ইউসুফ আলীর হেফাজত থেকে ১০ আনা ওজনের স্বর্ণ উদ্ধার করা হয় । গত ১২ মার্চ রাতে কাপাসিয়া থানার সরসপুর গ্রামের তোফাজ্জল হোসেনের বাড়িতে ১৪ - ১৫ জনের ডাকাত দল অস্ত্রের মুখে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার , নগদ টাকা ও মোবাইল সেট লুন্ঠন করে নিয়ে যায় । এ ঘটনার মামলার তদন্তের সুত্র ধরে ডিবি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে ।
৩২ . আত - তাবাক্বাতুল কুবরা , ৮ম খন্ড , পৃঃ ৯৭ , তারাজিমু সায়্যিদাতি বায়তিন নবুওয়াত , পৃঃ ৩৬৬ ।
পথে ঢাকা - আরিচা মহাসড়কে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে গাড়ি থামিয়ে উপস্থিত ধামরাইয়ের সংসদ সদস্য বেনজীর আহমদের ভাই এনামুল হক আয়ুব , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাকু ও কুশুরা গ্রামের সোহরাব আলী রতনের উপস্থিতে সাংসদ বেনজীর আহমদের উদ্দেশ অশ্লীল ভাষায় গালাগাল দেন ।
চে গুয়েভারা ২ বলেছেন : আড্ডা দিতাম আইলাম আমাদের ডিজিটালেরা কই ? কই গেল অবিবাহিত লাল সালু ?
তিনি বলেন , " জয়নুল ফারুকের বয়স ষাটের ওপরে সেজন্য তাকে দ্রুত চিকিৎসা দিতে হবে । তার বাম পায়ের হাটুর লিগামেন্ট ছিড়ে গেছে । লাঠির আঘাতে হাটুর ভেতরের হাড় ভেঙ্গে গেছে । হাটুর ভেতরে রক্তক্ষরণ হয়েছে । এজন্য তার হাটুতে যতোতাড়াতাড়ি সম্ভব অস্ত্রোপচার করতে হবে । "
নানা নাম রাখলেন শেখ মুজিবুর রহমান । বেশ বড় নাম । তিনি বলতেন , ' এ নাম জগৎ জোড়া নাম হবে । ' মা - বাবা আদর করে ডাকতেন ' খোকা ' । ছোট ভাই - বোন ও আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী ছোটরা ডাকতো মিয়া ভাই । আর বন্ধুরা ডাকতো মুজিব বলে । স্কুলের স্যাররা ডাকতেন মুজিবর বলে । ছোটবেলায় রোগা - পাতলা এই ছেলেটির মাথাভর্তি ছিলো ঘন কালো চুল । আর ছিলো খুব সাহস । টুঙ্গিপাড়া নামের গ্রামে খোকার জন্ম । ধীরে ধীরে খোকা বড় হচ্ছে । শৈশব কাটলো । বড় দুই বোন ও ছোট দুই - বোন এবং একমাত্র আদরের ভাই । বাড়িতে আশ্রিত আত্মীয় স্বজনের ছেলেমেয়েরাও আছে । পাড়া - প্রতিবেশী ও বন্ধুরা আছে । খোকা সবার কাছে আকর্ষণীয় মিয়া ভাই । লেখাপড়ার জন্য বাড়িতে মাস্টার আসে , সবাই একসঙ্গে পড়ে । আবার খেলার মাঠেও সবাই একসঙ্গে খেলে । স্কুলেও যায় একসঙ্গে । এছাড়া নদীর পানিতে ঝাপাঝাপি - সাঁতার কাটা , মাছ ধরাও চলে দল বেধে । রাতের বেলা উঠোনে যখন জোৎস্না ঝরে ঝরে পড়ে তখন মেজ চাচীর কাছে সবাই গল্প শোনে । শুনতে শুনতে কেউ কেউ ঘুমিয়ে যায় । আবার খেতেও বসে সবাই একসঙ্গে । মা তাকে একবাটি দুধে ভাসা সর দিতেন খেতে , কখনও বা ঘরে তৈরি মাখন চিনি মাখিয়ে । কিন্তু খোকা একা খেতে চাইতো না । কাউকে তুলে দিয়ে ভাগাভাগি করে খেতো । খোকা প্রাণখুলে হাসতো , মাঠে গিয়ে ফুটবল খেলতো । ধানতে পাটক্ষেতের আলপথ ধরে চলে যেতো নদীর ধারে । সারি সারি নৌকা বাধা থাকতো ঘাটে । নদীর পানিতে রোদ পড়ে ঝিলিমিলি ঢেউ তুলতো । লাল - নীল - হলুদ পাল তুলে নৌকা ভাসতো দূরে দূরে । দেখতে দেখতে দুচোখ জুড়িয়ে যেতো খোকার । আবার কখনও বাড়ির কাছে লম্বা বাঁশের সাকোর ওপর হেঁটে নদীর ওপারে হাটে চলে যেতো । কত রকম মানুষ আসে । চাল - ধান - ডাল - দুধ - শাকসব্জি - মাছ - ফল নিয়ে কেনা - বেচা করতে । খোকা ঘুরে ঘুরে তাদের দেখতো ।
তবে সব কিছুকে ছাপিয়ে নয়টি সেরা পুরস্কার নিয়ে এবছরের সেরা ছবি সালমান খান অভিনীত ' দাবাং ' ।
তাৎক্ষণিকভাবে তার রাজনৈতিক পরিচয় জানা না গেলেও এলাকাটি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নিয়ন্ত্রিত বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা ।
প্রজন্ম ফোরাম » বিবিধ » দারূন একটা সাইট [ যাদের মাথা খারাপ ]
ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন : স্বাগতম ব্লগে আপনি কে ঐপাড়ার ময়নামতি ?
সিলেট , ১৭ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : হবিগঞ্জের চুনারুঘাটে খেলার মাঠে দু ' পক্ষের সংঘর্ষে ৮ খেলোয়াড়সহ অর্ধশতাধিক আহত হয়েছেন । আহতদের মধ্যে ২০ জনকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে । আজ শুক্রবার বিকেল সাড়ে ৬টায় . . . . বিস্তারিত পড়ুন »
অজানা কবির রচনা " দেওয়ান ভাবনা " পালা | দীনেশচন্দ্র সেনের মতে এটি চন্দ্রাবতীর রচনা | ১২ । স্তবক ৩
জানা যায় , শহরের নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে মিছিলপূর্ব প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপি ' র সাধারণ সম্পাদক ওয়াহাব আকন্দ , বিএনপি নেতা অধ্যাপক শফিকুল ইসলাম , অধ্যাপক শেখ আমজাত আলী , এডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল , রতন আকন্দ , মহিলা নেত্রী ফারহানা রহমান , যুবদল নেতা ফারুক খান , মোজাম্মেল হক টুকু , সাইফুল ইসলাম , কাজী আফতাব উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন । সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি এনামুল হক আকন্দ লিটন । সমাবেশে নেতৃবৃন্দ তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান । এরপর এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে প্রদক্ষিণ করে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এইউ / শাসি / ২১ . ৩১ ঘ . )
আসলে নাবালক ভাইরে যখন ব্যানার বানায়ে দিছিলাম আমি তখন নতুন ফটোসপ শিখছি । তাই অতটা ভালো হয় নাই ।
মোস্তাফিজুর রহমান কুড়িগ্রাম থেকে : পাওনা টাকা চাইতে গিয়ে গত বিশ ফেব্র " য়ারী রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম পৌরসভা এলকার ভেলাকোপা উত্তর মরাটারী এলাকার আবেদ আলীর পুত্র আদম আলী ( ১৯ ) , একতা পাড়ায় গুরুর ধারালো অস্ত্রের আঘাতে মাটিতে নুয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নেয়ার পথে শীর্ষ মারা যায় ।
সন্দেহভাজন জঙ্গি গোষ্ঠীর সদস্যরা নাইজেরিয়ার একটি পানশালায় হামলা চালিয়েছে ৷ নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে মাইডুগুরির ডালা গ্রামে এই হামলা চালানো হয় ৷ এতে অন্তত ২৫ জন নিহত হয়েছে ৷ আহত হয়েছে আরও অনেকে ৷
- আরে বেলাল ভাই , আসেন , কাধে এতবড় কার্টনে কি আনসেন
উবুন্তু ১০ . ০৪ এর জন্য ভাল ডাউনলোডার দরকার । আমি Downthemall ব্যবহার করি কিন্তু Speed কম । তাই IDM এর মত Autostart হয় এমন কোন ডাউনলোডার আছে কি ? ।
লেখক বলেছেন : আহারে ! দুইদিন পর আমিও কারো কমেন্টে এমুন রিপ্লাই দিমু ভাবতেই কান্দন আইতাছে
লেখক বলেছেন : ধন্যবাদ , প্রিয় কাঁকন । দেখি কেমন চলে
নিহত প্রবাসীর নাম শেখ তাহির আলী । শনিবার রাত আড়াইটায় ১০ / ১২ জনের একটি ডাকাতদল তাহির আলীর বাসায় দরজা ভেঙ্গে ঢুকে পড়ে । এসময় তাহির আলী বাধা দিতে গেলে ডাকাতের ছুরিকাঘাতে সে আহত হয় । পরে তাহির আলীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ও ছেলে শেখ আজাদ আলীকে বেঁধে ডাকাতরা ৩০ ভরি স্বর্ণালংকার , দু ' টি বৃটিশ পাসপোর্ট ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় ।
পৃথক সরকারি বিজ্ঞপ্তিতে সতর্কতা জারি করা হয় যে , গাজা অভিমুখী ওই ত্রাণবহর ইসরাইলি নৌ বাহনীর আরোপিত অবরোধ ভাঙ্গার প্রস্তুতি নিচ্ছে । সুতরাং ফিলিস্তিন - সমর্থক ওই ত্রাণবহর যাতে অবরোধসীমা অতিক্রম করতে না পারে , সেজন্য প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক থাকতে হবে ।
চাঁপাইনবাবগঞ্জ , ২৭ , জুন : পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি সিদ্দিকুর রহমান বলেছেন , " সল্পসংখ্যক পুলিশ দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয় । ভবিষ্যত প্রজন্মকে মাদকের হাত থেকে বাঁচাতে হলে সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে । " সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের কোর্ট এরিয়ায় সদর . . . বিস্তারিত »
জাহাজী পোলা বলেছেন : আরে ভাই , ঝড়ের সময় কি আর লাইফ বোট নামানর অবস্থা থাকে ? ? ঝড়ের কারনে লাইফ বোটের মেকানিজম জ্যাম হয়ে যায় অনেক সময় । সময় মত লাইফ না নামাতে পারলে অনেক সমস্যা ।
অবশ্য , বুধবারের হামলার জন্য এখনো কেউ দায়িত্ব স্বীকার করেনি । এর আগের হামলাগুলোর জন্য ওই এলাকায় বসবাসকারী বেদুইনদের দায়ী করা হয়েছিল ।
সোমবার বেলা সাড়ে ১১ টায় এই দুর্ঘটনাটি ঘটে । নিহত সুমন খুলনা আজমখান কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র । নিহত সুমন বড় খাজুরা এলাকার আব্দুল কাদেরের ছেলে ।
পুলিশ জানায় , তরুণীর বয়স আনুমানিক ২০ বছর । লাশটিতে পঁচন ধরায় এর শরীরে আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না । জেলার বাইরে অন্য কোথাও তাকে হত্যা করার পর নদীতে ফেলে দেয়া হয়ে থাকতে পারে ।
বাগেরহাট , ১২ জুলাই : বাগেরহাটের চাঞ্চল্যকর মজনেয়ার হত্যা মামলায় চরমপন্থী দলের নেতাসহ ছয় জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত । সোমবার বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ( ১ ) এর বিচারক মো . বেলায়েতুল্লাহ এই দন্ডাদেশ দেন । এ সময়ে আদালত দন্ডাদেশ প্রাপ্ত প্রত্যেকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাভোগের নির্দেশ দেন । দন্ডপ্রাপ্তরা হলো - সদর উপজেলার উৎকুল গ্রামের ইলিয়াস ঢালী , কররী গ্রামের সাইফুজ্জামান বাবু , মোরেলগঞ্জের সোবাহান , ফকিরহাটের বালিয়াডাঙ্গার চরমপন্থী দলের নেতা সাইদ , সদর উপজেলার নোনাডাঙ্গার . . . বিস্তারিত »
ফেসবুক একটা ভুয়া জিনিস । মানুষ খালি আজাইরা প্যাচাল পারে ।
বরিশাল , ১১ জুলাই : বরিশাল পরিবার পরিকল্পনা অধিদফতর ' বিশ্ব জনসংখ্যা দিবস ' উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যমে দিনটি উদযাপন করে । সোমবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ শোভাযাত্রার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার আবু হেনা রহমাতুল মুনিম । শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে বিএম স্কুল রোডস্থ . . . . বিস্তারিত »
এই মগধাওণীর ইতিহাস আমরা পূর্বে উল্লেখ করিয়াছি । গফুরের বাড়ীতে আসিয়া মগেরা বলিল -
সাহাদাত উদরাজী বলেছেন : চুপচাপ থাকেন । কি আর করবেন !
আজকে সবার ভীষন মজা কাজ নাই তাই সবাইরাজা হেসে তারা জানতে চায় কত পেলে তুমি ভাই ?
সিলেট , ২৪ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : সিলেটে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ । আজ শুক্রবার জুমার নামাজের পর নগরীর শাহী ঈদগাহ এলাকায় প্রচারণা চালানোর সময় তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হলো - সিলেটের বিয়ানীবাজার উপজেলার খাড়াভরা গ্রামের মৃত গোলাম হোসেন চৌধুরীর ছেলে ও মদন মোহন কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র জুম্মান হোসেন চৌধুরী , বিয়ানীবাজারের কাকরদি তেরদল গ্রামের খসরুজ্জামানের ছেলে ও বিয়ানীবাজার সরকারি কলেজের বাণিজ্য ২য় বর্ষের ছাত্র খায়রুজ্জামান ইমরান এবং সিলেট সদর উপজেলার টুকেরবাজার পশ্চিম দরশা গ্রামের আলাউদ্দিন চৌধুরীর ছেলে ও ইসলামী ব্যাংক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ছাত্র মাহির উদ্দিন চৌধুরী । সিলেট কোতোয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমদ জানান , আজ শুক্রবার জুমার নামাজের পর হিযবুত সদস্যরা শাহী ঈদগাহ জামে মসজিদ থেকে বের হয়ে হ্যান্ডমাইক দিয়ে প্রচারণা চালানোর চেষ্টা করে । এ সময় পুলিশ ধাওয়া করে হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেফতার করে । গ্রেফতারকৃতদের কাছ থেকে কিছু প্রচারপত্র ও হ্যান্ডমাইক উদ্ধার করা হয় । ওসি নওরোজ জানান , গ্রেফতারকৃতদের মধ্যে জুম্মান হোসেন চৌধুরী গত বছরের ১৬ আগস্ট জঙ্গি তৎপরতার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন । সমপ্রতি সে জামিনে মুক্ত হয়ে ফের সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন । ( শীর্ষ নিউজ ডটকম / এএস / জেডআর / সস / ১৯ . ২৫ঘ . )
তালিকানুযায়ী যেসব জায়গায় প্রাথমিক বিদ্যালয় নেই সেগুলো হলো - বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ২৪ নং ওয়ার্ডের রুপাতলীর ধানগবেষণা রোড বা জিয়ানগর , সদর উপজেলার ১০ ইউনিয়নের চারটি গ্রামের মধ্যে চর সিংহের কাঠী , ইছাগুড়া , বামনি কাঠী , ডেফুলিয়া , হিজলা উপজেলার খাগেরচর , চরজানপুর , বড়লক্ষিপুর , টুমলক্ষিপুর , আশুলি , আবুপুর , শংকরপাশা , খৈইলা , চরমান্দ্রা , ছোটলক্ষিপুর , ঘোষেরচর , আবদা , চর হিজলা ও কাউরিয়া ।
করবেন - দরজার কব্জা ময়লা ও ধূলাবালি মুক্ত রাখবেন ৷
লেখক বলেছেন : দেখলাম । ঘটনাতো তাইলে অনেক আগেই ঘটছে ! ! !
আশা করি কেউ এখন আর বানান ভুল করবে না ।
মাসুদুল আরো বলেন , " গ্রেফতারকৃত জাহাঙ্গীর নিজেকে সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে যুবলীগ কর্মী হিসেবে পরিচয় দেন । অপরজন রশিদ নিজেকে আওয়ামী লীগ কর্মী বলে দাবি করে । ঘটনায় দৌলতপুর থানায় মামলা হলেও এখনো টাকা উদ্ধার করা সম্ভব হয় নি । "
অমল কহিল , ' খাতা এখন দেব না , লেখাটা কপি করে নিয়ে কাগজে পাঠাব । '
মোস্তফা শওকত ইমরান , সাধারণ সম্পাদক , ইসলামী ছাত্র সংঘ , ঢাকা শহর ,
কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বপ্রাপ্ত সেকেন্ড অফিসার কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , বিএসএফ ' র গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন । পাথর সংগ্রহের সময় বিএসএফ গুলি ছোঁড়ে বলে তিনি জানান ।
সেলিম আহমদ তালুকদার , সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালন করেছে জেলা প্রশাসন ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হায়দার আলী মোল্লা বার্তা২৪ ডটনেটকে জানান , পার্বতীপুর এলাকার নজরুল ইসলামের কন্যা লাইজু বেগমের ( ২২ ) সাথে পশ্চিম পার্বতীপুর এলাকার রবিউল ইসলামের ( ২৮ ) বিয়ে হয় । বনিবনা না হওয়ায় সালিশী বৈঠকের মাধ্যমে মহরানা ও ভরণপোষণ বাবদ দুই লাখ টাকায় মিমাংসা হয় । বিষয়টির মিমাংসা বখাটেরা ভূমিকা পালন করে ৫০ হাজার চাঁদা দাবি করে আসছিল । এ নিয়ে রোববার রাতে পাত্রীর ভাই লিটনের সাথে আব্দুর বখাটেদের কথা কাটাকাটি হয় । সেখানে অপর ভাই আব্দুর রাজ্জাক এসে লিটনকে ছাড়িয়ে নিতে গেলে বখাটে শাহিনুর রহমান রাজ্জাকের পেটে ছুরি ঢুকিয়ে দেয় । এসময় সেখানে উপস্থিত আজহারুল ( ৩৬ ) , সেরাজুল ইসলাম ( ৩৪ ) কালা হাবিব ওরফে মেরু ( ২৮ ) , রিপন ( ২৫ ) , জালাল ( ২২ ) রাজ্জাককে বেধড়ক মারপিট করে পালিয়ে যায় । মুমুর্ষ অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হালে সোমবার দুপুরে তার মুত্যু হয় ।
ফোরকান , খুলনা অফিসঃ মাগুরায় মহম্মদপুর উপজেলার চিত্তবিশ্রাম গ্রামে শনিবার রাতে স্কুলছাত্র রমজান আলি ( ৭ ) আগুনে পুড়ে মারা গেছে । তার অপর ভাই মরজেল ( ১৫ ) মারাত্মক আহত হয়েছে । রমজান জালাল মোল্লার পুত্র । তাদের বসতঘরটি পুড়ে ছাই হয়ে গিয়েছে । জালাল মোল্লা জানান , ' রাত সাড়ে ১১টায় ঘরে থাকা কুপির আগুন থেকে হঠাৎ করে ঘরে থাকা পাটে আগুন লাগে । রমজান আলি ঘটনাস্থলেই মারা যায় । সে চিত্তবিশ্রাম প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র । ঘরে থাকা পাট ও অন্যান্য মালামাল পুড়ে লাধিক টাকার তি হয়েছে । মরজেলকে আশাজনক অবস্থায় মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
একই ভুলতো আপনিও করলেন ! ! আপনার কাছে মনে হচ্ছে তিনি সম্মানিত ব্যক্তিত্ব এবং তার জীবন থেকে শেখার অনেক কিছু আছে ! অন্যদের কাছে সেটা মনে নাও হতে পারে । তাই তারা যদি এই দিনটাকে অন্যদিনের মত পালন করে ( বাথরুমে দৌড়াদৌড়ি ) তাহলে সমস্যা কোথায় । নাকি জোড় করে তাদের তাদের সম্মান করাতে বাধ্য করবেন ?
মহান আল্লাহ পাক তিনি উনার কালাম পাকে ইরশাদ করেন -
আজঃ বৃহস্পতিবার : ঢাকা : ২৩ জুন ২০১১ : ৯ আষাঢ় ১৪১৮ : ২০ রজব ১৪৩২ : বর্ষ ১৬ : সংখ্যা ১৭৫ : রেজি . নং ডিএ - ৩০১১
By সাদিয়া সুলতানা বাবুগঞ্জ , বরিশাল দেখা হয়েছে : ০ বার মানবাধিকার
পারবেন ক্যামনে . . . . . . এসব জোকসে মজা পাওয়ার বয়সতো আপনাদের শেষ , আগে পোষ্টদাতার ছবি দেখুন তারপরে হাসুন ।
* * রূপনগর খালটির পানি ময়লা আবর্জনায় সয়লাব । এছাড়া প্রভাবশালী একটি মহল খালটি দখলের চেষ্টা করছে ।
জিয়া ভাই উপরেটা বাদ দেন নিচের টা আমারে দিয়া দেন । আর আপনাকেও দারুন লাগছে । অনেক ফর্সা হয়েছে ।
সূত্র জানায় - মেমানিয়া ইউনিয়নের গোকুল চন্দ্র দাসের স্ত্রী করুনা রানী দাস স্থানীয় যুবলীগ নেতা সালাউদ্দিন চৌকিদারের বিরুদ্ধে নারী নির্যাতন ও ঘরে অগ্নি সংযোগ মামলা দায়ের করেন । ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মামুন সরদারের নেতৃত্বে একদল ক্যাডার পুলিশের উপর অতর্কিত হামলা করে আসামী ছিনতাইয়ের ঘটনা ঘটায় ।
বেনাপোল , ৪ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ৮ , বিএনপি সমর্থিত ২ ও ১ জন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । আজ সোমবার এই ১১ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । নির্বাচন অফিস সূত্রে জানা গেছে , উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন - ডিহি ইউনিয়নে আ . মান্নান ( বিএনপি ) , বাহাদুরপুর ইউনিয়নে মিজানুর রহমান ( আ ' লীগ ) , নিজামপুর ইউনিয়নে আলিম রেজা বাপ্পী ( স্বতন্ত্র ) , লক্ষ্মণপুর ইউনিয়নে কামাল হোসেন ভূঁইয়া ( আ ' লীগ ) , পুটখালি ইউনিয়নে আ . রাজ্জাক ( আ ' লীগ ) , গোগা ইউনিয়নে আ . রশিদ ( আ ' লীগ ) , কায়বা ইউনিয়নে রুহুল কুদ্দুস ( বিএনপি ) , শার্শা ইউনিয়নে সোহরাব হোসেন ( আ ' লীগ ) , বাগআচড়া ইউনিয়নে ইলিয়াস কবির বকুল ( আ ' লীগ ) , উলাশী ইউনিয়নে আয়নাল হোসেন ( আ ' লীগ ) ও বেনাপোল ইউনিয়নে বজলুর রহমান ( আ ' লীগ ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । এদিকে , আজ সন্ধ্যায় জামায়াতে ইসলামী বাংলাদেশ এক সংবাদ সম্মেলনে শার্শা ও উলাশী ইউনিয়নে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখ্যান করেছেন । এছাড়া শার্শা থানা বিএনপির সভাপতি আলহাজ খায়রুজ্জামান মধূ এক বিবৃতিতে শার্শার ৯টি ইউনিয়নে অনিয়মের অভিযোগে নির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচন দাবি করেছেন । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এইউ / আরআর / ২১ . ৩২ ঘ . )
তির্যক বলেছেন : সময় ভালই আছে শুধু আমাদের ঝামেলা সময়ের মধ্য বয়ে বেড়ায়
টেকনাফ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও শামলাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মনজুর আলমকে প্রকাশ্যে . . .
অহংকার একটি অতি জঘন্য স্বভাব । এটা আত্মার মারাত্মক মরনব্যাধি । মানুষ নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ ও উত্তম বলে মনে করলে মনের মধ্যে একধরনের আনন্দের হাওয়া বয়ে যায় । এই হাওয়ার কারনে মন ফুলে ফেপে উঠে । এটাই অহংকার ।
সে উপজেলার পশ্চিম পৈলন পুর ইউনিয়নের জাকির পুর গ্রামের তালেব আলীর ছেলে । পুলিশ ও মামলার বিবরণী থেকে জানাযায় , ২০০৮সালের ১জুলাই বালাগঞ্জ উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ভাগলপুর গ্রামের প্রবাসী দরছ উল্লার বাড়ীতে একদল ডাকাত দরছ উলাকে হত্যার উদ্যেশ্য হানা দেয় । এক পর্যায়ে ডাকাতরা আগ্নেয়াস্ত্রের মুখে বাড়ীর সবাইকে জিম্মি করে প্রায় ৩০ ভরি স্বর্ণ , ৯টি মোবাইল সেট , ৮টি চার্জার লাইট , তিনটি পাসপোর্ট ও নগদ আড়াই ল টাকাসহ প্রায় ৭ল টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায় । ডাকাতিকালে কুখ্যাত ডাকাত ফরিদ , চাতুর , শাহিন , জগলু , আতিক , ইউসুফ , সায়াদ , হেলাল সহ আরো প্রায় ৮ / ১০জন ডাকাত প্রবাসী দরছ উলাকে হাত পা বেধে মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরী আঘাত করে । পরে মৃত ভেবে পার্শ্ববর্তী কুখ্যাত ডাকাত আতিকের শশুর বাড়ীর একটি কে গলায় ফাঁস লাগিয়ে লাশ ঘোম করে রাখে । পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবনতি ঘটে । ডাক্তারের পরামর্শে দ্রুত ঢাকা এ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে এক মাস চিকিৎসাধীন থাকলেও তার অবস্থার কোনো উন্নতি না ঘটলে আবার সিলেট ফেয়ার হেলথ হাসপাতালে ভর্তি করেন । সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন । এছাড়া গত ৫ জানুয়ারী কুখ্যাত ডাকাত চাতুর , শাহিন , জগলু এক দিনের রিমান্ডে মামলার গুরুত্বপুর্ণ তথ্য প্রদান করে । এবং আসামী চাতুর মিয়া কুখ্যাত ডাকাত আতিক , ছায়াদ মিয়ার বাড়ী ভাগল পুর গ্রামে গিয়ে বাড়ী সনাক্ত করে এবং ঐ বাড়ীর একটি কে ডাকাত চাতুর , নুরুজ ও রমজান আলী কে খাওয়া - দাওয়া করিয়ে তাদেও দল নিয়ে ডাকাত আতিক , ছায়াদ ও ইউসুফ ডাকাতির ঘটনাস্থলে নিয়ে যায় । এ ব্যাপারে দরছ উলার ছেলে আজাদ মিয়া বাদী হয়ে ২০০৮সালের ২ জুলাই ওসমানীনগর থানায় ডাকাতি মামলাসহ একটি হত্যা মামলা দায়ের করেন । মামলা নং - ৩ , জিআর১৪০ । কিন্তু থানা পুলিশ মামলার চার্জশিটে এজাহার ভুক্ত পাঁচ আসামীর নাম বাদ দেওয়াসহ মামলার গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিয়ে মামলার চার্জশিট প্রদান করলে চর্জশিটের উপর বাদী আদালতে নারাজী ও মোশন মামলা দায়ের করেন । বিজ্ঞ আদালত এজাহারভুক্ত পাঁচ আসামীকে চার্জশিটেযুক্ত এবং মামলার সুষ্ট তদন্ত করার জন্য পুনরায় ওসমানীনগর থানার অফিসার ইনচার্যকে নির্দেশ প্রদান করেন । এরই প্রেেিত গত সোমবার তদন্তের স্বার্থে ডাকাত ফরিদকে থানায় রিমান্ডে আনা হয় । এ ব্যাপারে মামলার বাদী আজাদ মিয়া বলেন , আমার পিতা হত্যার সুষ্ট বিচার পাওয়ার জন্য আদালতে মামলা করেছি । কিন্তু মূল হোতাদের মধ্যে কয়েকজনের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয় । বিজ্ঞ আদালত সুষ্ট বিচারের স্বার্থে ওসমানীনগর পুলিশিং থানায় পুনরায় চার্জশিট প্রদানের জন্য আদেশ দেন । আমি প্রশাসনের কাছে সুষ্ট তদন্ত কামনা করছি । এব্যাপারে ওসমানীনগর পুলিশিং থানার অফিসার ইনচার্য নির্মলেন্দু চক্রবর্তী বলেন , মামলাটি পুনরায় তদন্তের জন্য আনা হয়েছে । এ ডাকাতির সাথে কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে ।
আর আমারও আপনার মত সরকারের কাছে অত্যন্ত তীব্র ভাষায় জিজ্ঞাসা করছি . " আপনারা যদি আপনাদের নিজশ্ব সন্ত্রাসী , অস্ত্রধারীদের নামাবেন , তাহলে কেন আবার পুলিশ দরকার ছিল ? " আওয়ামীলিগ যদি ৯৬ সালকে ভুলে যায় তাহলে এর মাসুল আরও কঠিন ভাবে গুনতে হবে । ধন্যবাদ ।
অপারেশান সার্চলাইট : দ্বিতীয় ছবি - আরো স্পষ্ট করে দেখতে চাইলে এইখানে ক্লিক করুণ এবং আপনার মাউস দিয়ে zoom করুন ।
আসসালামু আলাইকুম । আজকে দেখলাম কেউ কেউ প্রশ্ণ তুলেছেন যে , ইসলামে মিউজিক কি হালাল না হারাম ? ? ? তাই এই লেখাটা লিখছি । আমার মতে এই ব্যাপারটা এখনকার বিশ্বের মুসলিমদের কাছে সবচেয়ে বিতর্কিত বিষয় গুলোর একটি । এরকম মনে হওয়ার কারণ আমি ওনেক ওনলাইন ফোরামে দেখেছি এই ব্যাপারে বিরাট বিরাট ধরণের বিতর্ক । এখনকার বিশ্বের সবচেয়ে নামকরা আলেমদের একজন হলেন আল্লামা ইউসুফ আল - কারজাভি । তিনি সামি ইউসুফ কে মিউজিক ব্যবহার করতে ওনুমুতি দিয়েছেন । আবার এই মতের বিরোধিতা করে সউদি আরবের আলেমরা মত দিয়েছেন । তবে একটা বিষয়ে সবাই একমত , আর তা হলো দফ ১০০ % হালাল । Special occasion এ তবলাও হালাল । আমি চাই না আমার এই লিখাটা আবার এখানে একটা বিতরকের বিষয় হয়ে উঠুক । তবে হ্যা , আমার যদি কোন ভুল হয়ে তাহলে তা শুধরে দিবেন ।
বিবৃতিদাতারা হলেন : ক্যাব কেন্দ্রিয় নির্বাহী কমিটি সদস্য এসএম নাজের হোসাইন , ক্যাব চট্টগ্রাম আঞ্চলিক সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী , ক্যাব মহানগরের ভারপ্রাপ্ত জেসসিন সুলতানা পারু , সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু , ক্যাব মহানগর নেতা আবদুল ওয়াহাব চৌধুরী প্রমুখ ।
জিএম শাহরিয়ার অপু , আকি আহমদ তানু , মুহিবুল হক নানু , জাহাঙ্গীর হোসেন , ওবায়দুল হক চৌধুরী এমাদ , আব্দুল লতিফ , জাকির হোসেন প্রমুখ । সভায় বক্তারা বলেন আলী ট্রাভেলস দীর্ঘ পাঁচ বছর যাবত সততা , আর্ন্তরিকতার সাথে ব্যবসা পরিচালনা করে কমিউনিটির সেবা করে আসছে । আগামীতেও এধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন । প্রতিষ্ঠানটির সত্ত্বধাধিকারী এনামুল হক এনু বলেন আমরা অতি দ্রুত মানিট্রান্সফার , ব্যাংক একাউন্ট , মর্গেজ , রি - মর্গেজ , উমরা সার্ভিস , সন্তায় এয়ার টিকেট ও পারসোনাল লোন , পাওয়ার অব এটর্নি , লস্ট পাসপোর্ট , ভিসা নো ব্যাপারে কাস্টমারদের সহযোগীতা করে আসছি । দীর্ঘ পাঁচ বছর যাবত প্রতিষ্ঠানটি পরিচালনা করতে বন্ধু - বান্ধব ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগীতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও সহযোগীতা পাবার আশাবাদ ব্যক্ত করেন । সভাশেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফিজ শরফ উদ্দিন আজাদ ।
আর মাত্র একটা দিন । তারপরই বর্তমান পৃথিবীর সব চেয়ে রোমাঞ্ছকর ফুটবল যুদ্ধ । পৃথিবীর সেরা দুই ফুটবলার , সেরা দুই টীম এবং সেরা দুই কোচের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই । আমি বার্সেলোনার সমর্থক । আশাকরি আবারো বার্সেলনাই জিতবে । ব্লগীয় ভাইয়া আপুরা , আপনারা কি ভাবছেন ?
পোস্ট করা হয়েছে : সোম জুলাই ২৮ , ২০০৮ ৮ : ৫৯ অপরাহ্ন
কপিরাইট © নাগরিকব্লগ . কম ® ২০১০ ( কমিউনিটি ব্লগার্স ফোরাম ) | নির্মাণে : বাঙালি ইনকর্পোরেশন
পাখি তুই শালা একটা কুফা ! ! ! ! কুফা ? ? ? তুই আমারে কুফা বললি ? ? ? হারামী শালা . . . নিজে একটা কুফা , আর বলে কিনা তুই একটা কুফা ! ! ! ! ! তুই কুফা না হইলে কি ? ? ? যেদিন চুড়ি নিয়া আসিস , সেদিন পাখি আসে না , আর যেদিন পাখি থাকে সেদিন চুড়ি আনিস না . . . . এখন আমরা কি বলব পাখি কে ? ? ? ( এভাবে গালাগালি আর খুনসুটি করতে করতে আর হাসাহাসি করতে করতে সজীব আর গাঙচিল গড়াগড়ি খায় . . . ) ওই দেখ পাখি আসতেছে . . . . ইস , তুই তো শালা আজকে ও আনিস নাই ওর চুড়ি । এখন তো আইসাই জিগাইব , আমার চুড়ি কই ? ? তখন কি কবি ? ? আজকা তো ছাড়ব না রে ? ? সেই পহেলা বৈশাখে ওকে দবোর কথা ছিল । আর এখন প্রায় এক সপ্তাহ পার হইয়া গেল ? ? ? দিতেই পারলাম না ! ! তুই ওইদিন নিয়া আসলে ই আর এত ঝামেলা হয় না । পাকি . . . . এই পাকি . . . . ওই পাকি . . . . . পাকিকিকিকিকি অদ্ভূত একটা স্বরে পাখিকে ডাকে সজীব । আর পাখিতো সজীবরে দেখলেই খালি হাসে . . . আইসাই মাথার উপর দিয়া এক ধাপ পিটাপিটি চলল । মানে সজীবের মাথাটা কেন জানি পাখির খুব পছন্দ । মাথায়ই মারে আইসা । আপু , ভাইয়ারে মাইর না , ব্যাথা পাবে তো . . . . . বলতে বলতে গাঙচিলের মুখে ফেনা চলে আসার জোগাড় । তারপরও শেষ হয় না সজীব আর পাখির মারামারি । সজীব বাইয়ায়য়য়া . . . তোমারে এককান কথা কমু ? ? ? ? বলোওওও . . . পাখির আবার ও হাসি তুমি এমনে কথা কও কেন আমার লগে ? ? সজীব : বলো আপু , কি বলবা ? পাখি : কানে কানে কমু আচ্ছা বল . . . ভাইয়া তোমারে না আমার ভাল লাগে . . . . . বলেই আবার ও হাসতে থাকে . . . . আমার ছবি টা কই ? ? ( সজীবকে পাখি একটা ছবি দিয়েছিল ) গাঙচিল তার ব্যাগ থেকে পাখির দেয়া ছবিটা বের করে দেখায় . . . আর পাখির হাসিটা তার সারামুখে ছড়িয়ে পড়ে . . . আমার চুড়ি কই ? ? ? আনছ ? গাঙচিল : আপু , আমরা আনছিলাম কালকে , তুমি তো আসনাই . . . . . আর আজকে আনতে ভুলে গেছি আপু । প্লিজ মন খারাপ কইর না । কালকে তুমি আসবে ? ? পাখি : না , আমু না । কালকে আমি অন্য জায়গায় যামু । শনিবারে আসুম । কেমন জানি মন খারাপ হয়ে গেল আমাদের । আজকে ও দিতে পারলাম না । পাখি আর বেশীক্ষন থাকে নাই । মন খারাপ করেছে মনে হয় । সজীব এবং গাঙচিল বলল , আমরা শনিবারে নিয়া অবশ্যই আসব , তুমি থাইক । পাখি : যদি না আহ ? ? তাইলে কি অইব ? ভাইয়ারে মারমু কিন্তু । না না না , ভাইয়ারে মাইর না , ব্যাথা পাইব , এমনেই শুটকি , তুমি মারলে তো ওরে খুইজাই পাওয়া যাইব না । গাঙচিল বলতে থাকে আর এদিকে হাসতে হাসতে অস্থির হয়ে যায় পাখি । কিছুক্ষন পর পাখি চলে যায় , সজীব আর গাঙচিল ও চলে আসে । শনিবার বিকাল . . . . গাঙচিল এর হাতে একটা ব্যাগ । ব্যাগে কাপড় , চুড়ি আর গলা , কানের জিনিস নিয়া আসে ওরা । পাখিকে খুজতে খুজতে থাকে । অবশেষে পাখির দেখা পাওয়া যায় । কিছুক্ষন লুকোচুরি খেলার পর পাখি ওদের সামনে আসে । বলে আনছ আজকে ? ? সজীব ; হুম , আনছি । পাখি মনে হয় অনেক লজ্জা পাইল । সামনে থেকে লজ্জা পেয়ে চলে গেল । সজীব আর গাঙচিল বসে আছে । পাখি তো আর আসে না । পরে সজীবরা পাখির কাছে যায় । ওর হাতে চুড়ি পরাইয়া দেয় । গলায় গলার জিনিস , কানে দুল পরাইয়া দেয় গাঙচিল । পাখির চোখ দুটো কেমন যেন হয়ে আসে ! গাঙচিল টের পাইছে কিনা সজীব তা বলতে পারে না । কিন্তু সজীব বুঝতে পারে , পাখির চোখটা কেমন জানি ভেজা ভেজা হয়ে আসছে । হয়ত তারা আর কিছুক্ষন সামনে থাকলে কেদেই ফেলবে । সজীব একটা বেনসন ধরিয়ে চলে আসে , সাথে গাঙচিল ও আসে । বেশ কিছুক্ষন পর , অর্গানিক টি স্টল এর সামনে হাখি আসে হাসতে হাসতে । সজীব রে দেখলেই খালি হাসে পাখি । সজীবদের বলে , ভাইয়ারা তোমরা কই যাইবা এখন ? ? সজীব : তোমার আপুর মন ভাল না , একটু ঘুইরা আসি ওকে নিয়া । পাখি : আমার কি অইব ? আমি কি করমু ? ? সজীব আস্তে আস্তে বলে , মনে হয় পৃথিবীর সবচেয়ে টাফ একটা প্রশ্ন করছ । এটার উত্তর আমার কাছে জানা নাই । সজীব তো চায় , তোমাদের মত মানুষ , যারা অবহেলায় বড় হচ্ছে বা হয়েছে তারা একটু হাসুক , তাদের হাসিটা একদম নিষ্পাপ । এভাবে সবাই হাসতে পারে না । সজীব জানে না , সে পাখিকে কতটুকু হাসাতে পারে বা সুখী হিসেবে কতক্ষন রাখতে পারে । কিন্তু সজীব এবং গাঙচিল এটুকু সবসময়ই চায় যে , ওরা যেন সবসময় হাসিখুশি থাকতে পারে । সজীবরা তাদের ঘৃনা করে , যারা এদের মত মানুষদের দেখে নাক সিঁটকায় । ঘৃনা ছাড়া তাদের জন্য আর কিছুই নাই । আমাদের সমাজে এমন হাজারো পাখি আছে । কজনকে আমরা চিনি ? ? সবাইকে চিনতে ও হবে না । অন্তত আমরা এমন যাদেরকে চিনি তাদেরকে একটু সময় দেই , তাদের সাথে থাকি , তাদের সাথে ভাল ব্যাবহার করি । আমাদের মানবিকতা নষ্ট হয়ে গেছে , আমরা সবাই মেশিন হয়ে গেছি । সবাই শুধু নিজের সুখটার পেছনেই ছুটি । অথচ এটুকুও কেউ চিন্তা করি না , অন্যকে সুখ বিলিয়ে দেবার মাঝেই আছে প্রকৃত সুখ । একটু ওদের মাথায় হাত বুলিয়ে ও কি দিতে পারি না ? ? পারি না আমরা ওদের কষ্টটাকে ভাগ করে নিতে ? ? তার জায়গায় তো আমি বা আপনি ও থাকতে পারতাম । আমার বা আপনার কেমন লাগত , যখন কেউ মাথায় হাত বুলিয়ে বলত , কি ভাইয়া / আপু , কেমন আছ ? ? ভাত খাইছ ? ? চা খাবা ? ? এ প্রশ্নের উত্তর টা কি কেউ দিতে পারবেন ? ? ? অনেক দিন পর লেখলাম . . . . . . . কেমন হইছে জানি না । আর সবাই কেমন আছেন ? ? পহেলা মে তে এ ব্লগটি ( আমার বর্ণমালা ) পূর্নতা পাচ্ছে , সবাইকে স্বাগতম . . . .
শ্রীশ্রী রাধাকৃষ্ণ গৌর নিত্যানন্দ মন্দির গ্রামঃ - নরোত্তমপুর , পোঃ - পন্ডিতবাজার চৌমুহনী , নোয়াখালী ।
ফতুল্লায় নববধুকে গণধর্ষনের ঘটনাটি ধামাচাপা দিতে তৎপর হয়ে উঠেছে প্রভাবশালী মহল । নারায়ণগঞ্জের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং ৬টি খুনের মামলাসহ মোট ১৯টি মামলার আসামী তোফাজ্জল হোসেন শিকদার । সে জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহ - সভাপতি । তার আপন ছোট ভাই আব্দুল হক শিকদার ওরফে হক্কার নেতৃত্বেই এ পৈচাশিক ধর্ষণের ঘটনা ঘটে । আব্দুল হক শিকদার . . .
কুলদা রায়ের ' কাকমানুষের চকখড়ি ' গল্পগ্রন্থ থেকে ভাসান চরে একবার লটকন গাছ লাগানোর ধান্ধা করেছিলাম । অতি প্রত্যূষে লঞ্চে উঠেছি । কীর্তনখোলার বাঁক পার হতেই চক্ষু চড়কগাছ । নদীর কূল নাই - কিনারা নাই । প্রাণ উড়িয়া যায় । সারেং দ্যাখে আর হাসে । বলে , স্যারের বাড়ি কই ? - ফরিদপুর । - চোর ছ্যাছোড় আর খেজুর গুড় । হ্যায়রে কয় ফরিদপুর । । চোখ মুখ লাল হয়ে গেল । বলে কি লোকটা ! ডাকাত বললেও মান - ইজ্জত থাকত । এক্কেবারে চোর ! আবার চ্যাছোড় ! ! বললাম , তর বাপে চোর । চৌদ্দগুষ্টি ছ্যাছোড় । সারেং শুনে লাফ দিয়ে উঠল । লঞ্চের ঘুল্লি হালটা ছেড়ে দিয়ে আমার টুঁটি চেপে ধরল । লঞ্চ এদিক যায় । ওদিক যায় । থর থর করে কাঁপে । ঢেউয়ের দোলায় নাচে । নদীটা ছোট্ট হলেই খেল খতম হত । কত যে এক্সিডেন্ট হত - বলা মুশকিল । এদিকে সুকানি , কেরানি আর হেল্পাররা কাজ ফেলে এসে গেছে । আমাদের লড়াই দেখছে । আর কষে হাততালি দিচ্ছে । মোরগ লড়াই । মাঝে মাঝে গালাগালি । আর হাতাহাতি । চুলোচুলি । তিন ঘণ্টা পরে সারেং বাবাজি আমার ধূলো ঝেড়ে দিল । পিঠ চাপড়ে দিয়ে বলল , সাব্বাস । দ্যাহেন - ভাসান চর আইসা গ্যাছে । নামেন । নামতে নামতে শুনলাম , ভয় খাইয়েন না । লড়াই কৈরেন । ভয় যাব গিয়া । এত খাঁটি কথা জীবনে শুনিনি । সারেংকে সেলাম । এই ভাসান চরেই আখুঞ্জী সাবের সঙ্গে দেখা । সুপারি গাছের নিচে বসে ছিলেন । বললেন - লটকন লাগাইবেন ক্যান , হেইডা কন তো মিয়া ? - নতুন ফল । - সোয়াদ কেমুন ? - মিঠে আর টকা । - হুম । চলবে না । চৈলা যান । খামোখা ভেজাল কৈরেন না । - ক্যানো চাচা ? - এক লগে মিডা আর টক ? খুব সন্দোহজনক । হয় মিডা - নাইলে টক । মিশাল জিনিস মানেই ভ্যাজাল । ভ্যাজাল মাল চালাইবা ক্যান বাবাজী ? কঠিন প্রশ্ন । এর উত্তর দেওয়া আমার বাপের সাধ্যি নাই । বললাম , চাচা , আপনি কি করেন ? - কাজ থাকলে বিশ্বাস করি । আর অবসরে থাকলে সন্দোহ করি । - সেতো বুঝলাম । এখন কি করছেন ? - ব্যাডায় , এই বুড়া বয়সে আবার কাজ কি ? আছি অবসরে ।
প্রয়োজনীয় এবং সময়োপযোগী পরামর্শ , শাহালম ভাই । আশা করি যাদের এই কাজ করার পর্যাপ্ত সুবিধা আছে তারা করবেন । সত্যি কথা বলতে কি ঢাকায় আমাদের বাড়ির সামনে কয়েক বাড়ির মানুষজন মিলে একটা সব্জি বাগান করেছিল , ভালো - ই উপকার হয়েছিলো । এখন কি অবস্থায় আছে জানি না তবে সবাই - ই উপকার পাচ্ছিল ।
জলপাই খান বলেছেন : ধন্যবাদ ভাই । মহান লেখক হব । দোয়া কইরেন । যে দোয়া করে সেও সওয়াব পায়
একবার তাওবা করার পর বান্দা যখন ঐ তাওবার উপর অবিচল থাকবে তখন দ্বিতীয়বার , কিংবা বারবার তাওবার করার কী প্রয়োজন ! সে তো নিজের তাওবার উপর অবিচলই আছে ! সুতরাং বোঝা গেলো যে , এখানে তাদের কথা বলা উদ্দেশ্য নয় যারা গোনাহের পর তাওবা করে এবং তাওবার উপর অবিচল থাকে , বরং এখানে শুধু ঐ লোকদের কথাই বলা উদ্দেশ্য যারা একবার তাওবা করার পর আবার গোনাহ করে ফেলে এবং যাদের তাওবা বারবার ভেঙ্গে যায় , কি ন্তু তবু তারা তাওবা করতে থাকে ।
তোমার ছবি কই ? হাঃ হাঃ শিশু দিবসে তোমাকেও শুভেচ্ছা , তোমার মন চিরদিন শিশুর মত থাকুক ।
দারুণ সংগ্রহ । কোনটা ছেড়ে কোনটা ডাউনলোড করি ভেবে না পেয়ে সবগুলোই ডাউনলোড করে নিলাম । শেয়ার করার জন্য ধন্যবাদ ।
সিলেট , ১৮ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : তামাবিল সীমান্তে জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপের জরিপ কাজ আজ শনিবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও স্থানীয়দের প্রতিরোধে তা স্থগিত করা হয়েছে । প্রায় ৩ একর . . . . বিস্তারিত পড়ুন »
আগন্তুক বলেছেন : মোহাম্মদ লোকমান বলেছেন : ধন্যবাদ ফরাজী সাহেব । নিছফুসশা ' বানে ইবাদত করা কেউতো নিষেধ করেনি আচ্ছা এই নিসফুন শাবান এর মানে কি ? ?
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর , ২০০৯ বিকাল ৪ : ৪৩
একজোড়া সেন্ডেল , টিশার্ট , ঢাকাক্লাবের প্রেসকনফারেন্স ও ড্রেস কোড কালচার । বিষয়টি তেমন কিছুই নয় । তবে আজ আমাকে অসর্তকতার জন্য নিজের কাছে অপমানিত হতে হওয়ায় দমে যাচ্ছি । তাই এ লেখার পক্ষে শক্ত যুক্তি না থাকায় শুরুতেই ক্ষমা চাচ্ছি । আজ ঢাকা ক্লাবের সুরমায় চিত্রশিল্পী মাহামুদুল হকের ডাকা সংবাদ সেন্মেলন কভার করতে গিয়েছিলাম আমি এবং সমকালের আজিজুল পারভেজ । সময় বেলা ১টা । অনুষ্ঠান সুরমায় । বিষয় কোরিয়ায় বাংলাদেশী শিল্পীদের প্রদর্শনী । সুরমার অভ্যার্থনায় আমাদের আটকে দেয়া হল - ড্রেস কোডের কথা বলে । পারেভজ ভাই আমার দিকে তাকিয়ে দেখল আমার গায়ে টি - শার্ট । পরনে সেন্ডেল । দারোয়ান আমাকে বলল , আপনি যেতে পারবেন না । ড্রেস কোড মিলছে না । পারভেজ ভাইর পরনে ও সেন্ডেল , কিন্তু গায়ে কলার ওলা পলো শার্ট । তাই তাকে দেখাতে হলো সেন্ডেলে ফিতা আছে কী না । তিনি উৎরে গেলেন । আমার মন খারপ হলো । ঢুকতে না পারার জন্য নয় । ঢাকার এলিটরা স্বাধীনতার ৩৮ বছর পরও বৃটিস নিয়মে চলছে দেখে ও নয় । পারভেজ ভাই যখন ঘোসনা করলেন , চলেন মাসুদ ! আমরা এ প্রোগ্রাম কভার করবনা । এটা শুনে । বেচারা আমার অসর্তকতার জন্য ভোগান্তিতে পড়ল এজন্য । আমরা হাটতে হাটতে রিপোটার্স ইউনিট চলে গেলাম । সারা পথ আমার মন খারাপ । পারভেজ ভাই আমাকে সান্ত্বনা দিচ্ছেন । আমার ৫ বছরের সাংবাদিকতায় এই প্রথম ড্রেস কোডের কবলে পড়া । আমি বুঝতে পারছিলামনা এমন জায়গায় সংবাদ সম্মেলন করা সাংবাদিকদের অভিজাত করার প্রয়াস কিনা ! আমার ভুল পরে বুঝেছি । যখন সবাই বলছিল ভুল আমারই । ওই ড্রেস কোড ভাঙ্গার চেষ্টা একটুও ঠিক নয় । কারণ ঢাকা ক্লাবের সদস্যরাই দেশ চালান গণতান্ত্রিক ও তত্ত্বাবধায়ক আমলে ।
সালাদের কদর আমাদের খাবার টেবিলে সেই অনেক দিন থেকেই । একটু ভাল রান্না হলে বাঙ্গালীর খাবার টেবিলে সালাদ হবেই , এমনটিই দেখেছি ছোটবেলা থেকে । সালাদের কিছু রেসিপি আগে দিয়েছি , এখানে খুব সাদামাটা একটা সালাদের রেসিপি দিলাম আপনাদের জন্য । ঝটপট করে ফেলতে পারবেন এই সালাদ , বিদেশে ব্যাচেলররাও খুব সহজে হাতের কাছে যেসব উপকরণ . . .
এই তারিখটাও বাইনারী , কিন্তু এইটা নিয়ে কেউ আজ মাথা ঘামাবে না । যাই হোক , সকল সংগ্রামী ব্লগার ভাইকে নতুন বছর এর শুভেচ্ছা । ss আশা করি এই বছরটা সবার ভালভাবে কাটবে ।
মধুখালী ( ফরিদপুর ) : ২৯ ডিসেম্বর সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় মধুখালীতে এক শিশু নিহত হওয়াকে কেন্দ্র করে গতকাল সকালে মধুখালী উপজেলার ঢাকা - খুলনা মহাসড়কের মেছড়দিয়ার মোড়ে স্পিডব্রেকারের দাবিতে শত শত এলাকাবাসী আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখে । এতে মহাসড়কে যানবাহন আটকা পড়ে । পুলিশ জানায় , বুধবার দুপুর ১টার দিকে উপজেলার বনমালিদিয়া গ্রামের মামুন শেখের পুত্র কনক শেখ ( ৭ ) উপজেলার ঢাকা - খুলনা মহাসড়কের মেছরদীয়া মোড়ে রাস্তা পার হওয়ার সময় জে আর পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয় । গুরুতর অবস্থায় কনককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বুধবার সন্ধ্যায় সে মারা যায় । এ ঘটনার সূত্র ধরে গতকাল দুর্ঘটনাস্থলে স্পিডব্রেকারের দাবিতে শত শত এলাকাবাসী সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পযর্ন্ত ঢাকা - খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে । পরে স্থানীয় প্রশাসন স্পিডব্রেকারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয় ।
উখিয়ার ৫ ইউনিয়নে ভোট গ্রহণ শেষ : চলছে গণনা
সাজ্জাদ রানা বিডি বলেছেন : দু : খিত জাহাজি পোলা , ২৪ নং মন্তব্যে রাগ করবেন না লিখতে চেয়েছিলাম । বেশি মজা করতে গিয়ে " না " বাদ পরে গেছে । তারপর আমার দিকে তাকিয়ে বললেন - " আমরা আমাদের নরমাল কোর্স বাদ দিয়েছি , এখন সি ওয়েভকে হেড করেছি , এতে জাহাজের রোলিং কমে যাবে । এ ছাড়া কোন উপাই নাই । সাগর ভাল হলে কোর্স এডজাস্ট করে নিব । মানে কি ? চিফ কি ক্যাপ্টেনের চেয়ে ছোট ( পদবিতে ) ?
লক্ষ্মীপুর , ১০ জুলাই : রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারের মশলা পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।
কাছারিতে এইরূপ পাগলামি করিয়া সে চাঁপাতলায় আবার খোঁজাখুঁজি করিতে লাগিল । মনে মনে মাতৃদিব্য করিয়া সে প্রতিজ্ঞা করিল , ' যে করিয়া হউক এ কাগজগুলা পুনরায় উদ্ধার করিব তবে আমি ছাড়িব । ' কেমন করিয়া উদ্ধার করিবে তাহা চিন্তা করিবার সামর্থ্য তাহার ছিল না , কেবল ক্রুদ্ধ বালকের মতো বার বার মাটিতে পদাঘাত করিতে করিতে বলিল , ' উদ্ধার করিবই , করিবই , করিবই । '
- - - - - - - - - - - - - - - - পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রইংরুমে রাখা বোকা বাক্সতে বন্দি আ হা হা হা আ হা . . . . . ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে বুজে গেছে দেশ কাল সীমানার গন্ডি আ হা হা হা আ হা . . . . . ভেবে দেখেছো কি তারারাও যত আলোকবর্ষ দূরে তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে । । সারি সারি মুখ আসে আর যায় নেশাতুর চোখ টিভি পর্দায় পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি । পাশাপাশি বসে একসাথে দেখা একসাথে নয় আসলে যে একা তোমার আমার ফারাকের নয়া ফন্দি । স্বপ্ন বেচার চোরাকারবার জায়গা তো নেই তোমার আমার চোখ ধাধানোর এই খেলা শুধু বন্দি । তার চেয়ে এসো খোলা জানালায় পথ ভুল করে কোন রাস্তায় হয়ত পেলেও পেতে পারি আমি সঙ্গী । ভেবে দেখেছো কি তারা রাও যতো আলোকবর্ষ দূরে তারো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে । । ব্যান্ডঃ KrosswindZ অ্যালবামঃ মহিনের ঘোড়াগুলি ডাউনলোড
আমেরিকার নিউ ইওর্কে দারুল উলূম নিউ ইওর্ক , বাফেলোতে দারুল উলূম মাদানিয়া ; শিকাগোর কাছে ইন্সটিটিউট অব ইসলামিক এডুকেশন ; মেরি ল্যান্ডে দারুল উলূম মেরিল্যান্ড - এসব দারুল উলূম দেওবন্দেরই প্রতিনিধিত্ব করে । এছাড়া ব্রিটেনে বার্মিংহ্যামে রয়েছে দারুল উলূম বার্মিংহ্যাম ; ডিউসবারিতে দারুল উলূম ডিউসবারি ; ল্যাস্টারে দারুল উলূম ল্যাস্টার , জামিয়া আল কাউসার জামিয়া উলূমুল কুরআন , জামিয়া রিয়াজুল কুরআন ও দারুল উলূম আল আরাবিয়া আল ইসলামিয়া ; কিডারমিন্সটারে মাদিনাতুল উলূমিল ইসলামিয়া ; এবং বোলটনে আল জামিয়া আল ইসলামিয়া ।
এদিকে , কী কারণে এ হত্যাকা - ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ ।
মহীউদ্দীন আহমদ কর্তৃক জাতীয় মুদ্রণ ১০৯ , ঋষিকেশ দাস রোড , ঢাকা - ১১০০ হতে মুদ্রিত ও ১৫ বাংলাবাজার , ঢাকা - ১১০০ হতে প্রকাশিত । যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড , বড় মগবাজার , ঢাকা - ১২১৭ । ফোনঃ ৮৮ ০২ ৮৩১৯০৬৫ , বার্তা - ৮৮ ০১৬৭০৮১৩২৭৬ , সার্কুলেশন - ৮৮ ০১৫৫২৩৯৮১৯০ , বিজ্ঞাপন - ৮৮ ০১১৯৯০৯০০৮৫ , ফ্যাক্সঃ ৮৮ ০২ ৮৩১৫৫৭১ , ওয়েবসাইটঃ www . weeklysonarbangla . net , ইমেইলঃ weeklysonarbangla @ yahoo . com
১০ . উকবা ইবনে মুসলিম বলেন , আমি আবদুল্লাহ ইবনে উমর রা . কে বিতর সম্পর্কে জিজ্ঞাসা করলাম ( তা কত রাকাত ) তিনি বললেন , তুমি কি দিবসের বিতর সম্পর্কে জান ? আমি বললাম , জ্বী হাঁ । মাগরিবের নামায হচ্ছে দিবসের বিতর । তিনি বললেন , তুমি ঠিক বলেছ এবং সুন্দর জওয়াব দিয়েছ । ( অর্থাৎ রাতের বিতরও দিবসের বিতরের অনুরূপ । ) ( তহাবী ১ / ১৩৬ )
পাবনা , ১০ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : পাবনায় হরতাল চলাকালে পিকেটিং করার সময় আটককৃত ১৭ জনের মধ্যে ১১ জনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছে । ৬ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে । সদর থানার ওসি এনায়েত করিম জানান , ইসলামী অন্দোলন বাংলাদেশ ও ধর্মভিত্তিক ১২ রাজনৈতিক দলের ৩০ ঘণ্টা হরতাল চলাকালে পাবনার বিভিন্ন স্থান পিকেটিং ও মিছিল করার সময় জানমালের ক্ষতি সাধনের অভিযোগে পুলিশ ১৭ জনকে আটক করে দুপুর ৩টায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহি ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সাক্ষ্য - প্রমাণ শেষে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ এবং অপ্রাপ্ত বয়ষ্ক হওয়ায় ৬ জনকে ছেড়ে দেয়ার নির্দেশ দেন । দণ্ডপ্রাপ্তরা হলেন_ হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম , মনিরুল ইসলাম , মুক্তার হোসেনকে ১৫ দিন করে এবং ওবায়দুর রহমান , সাত্তার মোল্লা , মো . লিটন , মোতালেব সেখ , মো . রিপন , আশরাফুল , সাইদুর , আব্দুল্লাহ আল মামুনকে ৭ দিন করে কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন । সাজাপ্রাপ্তরা ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার বিভিন্নস্তরের নেতাকর্মী বলে পুলিশ জানায় । তাদের বাড়ি শহরের বিভিন্ন এলাকায় । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / সস / ১৫ . ৪৩ঘ . )
এদিকে ভোটকেন্দ্র অবরুদ্ধ রাখার অভিযোগে নাজিরগঞ্জ ইউনিয়নের ফলাফল প্রত্যাখান করেছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী চুন্নু হাজারী ।
কঙ্গোতে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হলে কমপক্ষে ১২৭ জনের মৃত্যু হয়েছে । খারাপ আবহাওয়ার কারণে বিমানটি কিশাঙ্গানি বিমানবন্দরে অবতরণের ঠিক আগ মূহুর্তে বিধ্বস্ত হয় । কঙ্গোর পরিবহন মন্ত্রণালয় থেকে এক বিবৃতির মাধ্যমে এ খবর জানানো হয় । এ দুর্ঘটনায় এ দুর্ঘটনায় বিমানটির দুই জন পাইলট নিহত এবং বিমানে থাকা ৫১ জন যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয় । হেওয়া বোরা এয়ারলাইনের প্রধান নির্বাহী স্টাভরোস পাপাইয়োআনু জানান , পাইলট অবতরণের চেষ্টা চালিয়েছেন কিন্তু রানওয়ে স্পর্শ করতে পারেন নি ।
আজ গুগল আর্থ এ আমার বাড়ি খোজার অভিযানে নেমেছিলাম । ঘন্টাখানেকের চেষ্টায় অভিযান সফল হলো ।
মিঠাছড়া বাজারের এক ব্যবসায়ী সূত্র জানান , ভালো ড্রেনেজ ব্যবস্থা ও নোংরা আবর্জনা ফেলার নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় বাজারে বর্তমানে এ বেহাল অবস্থা বিরাজ করছে । ড্রেনেজের ওপর রাজনৈতিক প্রভাব খাটিয়ে দোকান নির্মাণ করেছেন স্থানীয় ব্যবসায়ী ইলিয়াছ । জানা গেছে , এ বছর বাজারের ইজারা হয়েছিল ৬০ লাখ টাকা । সেখানে ৫ শতাংশ রাখা হয়েছে বাজারের নোংরা আবর্জনা পরিষ্কার করার জন্য । অথচ ন্যূনতম সে টাকাও যথাযথভাবে ওই খাতে ব্যবহার না করে প্রভাবশালীরা ভাগভাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে ।
চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট আওয়ামীলীগ কর্মী মোঃ আশরাফুল হক মুকুল মিয়া ( ৭৫ ) ক্যান্সারে আক্রান্ত হয়ে বুধবার রাত দেড়টায় শহরের হাসপাতালরোডস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহে - - - রাজেউন ) ।
এই পটভূমিকায় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক রচনা করেছেন ' নারীগণ ' নাটকটি । এর শুভ মহরত অনুষ্ঠিত হবে ৩ জুলাই সন্ধ্যা ৬ : ৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষে । মহরত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নাটকটির নাট্যকার সৈয়দ শামসুল হক এবং নির্দেশক আতাউর রহমান ।
ঢাকা , ২৭ জুন : বলিউডের সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমী অ্যাওয়ার্ডে ( আইফা ) সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান । তার অভিনীত ' মাই নেম ইজ খান ' ছবিটি পেয়েছে চারটি পুরস্কার ।
রায় ঘোষণার পরে বিচারকমন্ডলীর সদস্যরা এজলাশ ত্যাগ করার সময় সব আসামি একযোগে চিত্কার করে বলে ওঠেন , ' আমরা নির্দোষ , আমরা নিরপরাধ মাননীয় আদালত । ' আসামিদের আদালত থেকে নিয়ে যাওয়ার সময় তারা বলতে থাকেন , ' আমরা এ রায় মানি না । আমরা নির্দোষ । ' আদালত সভাপতি ছাড়াও এজলাসে বিচারক প্যানেলে বিডিআর কর্মকর্তা লে . কর্নেল শাহাদাত হোসেন , মেজর মতিউর রহমান ও অ্যাটর্নী জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নী জেনারেল এডভোকেট মোহাম্মদ উল্লাহ কিসলু উপস্থিত ছিলেন । প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মেজর তসলিম উদ্দিন ।
বাংলার শাসনকর্তা সুলতা আলাউদ্দিন হোসেন শাহের নামে এ পরগনাটি পরিচিত । ব্রহ্মপুত্র নদের যে তীরে তিনি অবস্থান করেছিলেন তা আজো হোসেনপুর বলে পরিচিত । সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী টোডরামলে রাজস্ব বন্দোবস্তে এই পরগনার জমা ৪৫৬৮৮ টাকা আট আনা নির্ধারিত হয় । অতঃপর ১৫৯৭ খ্রিঃ পরগনাটিসহ অপরাপর বাইশটি পরগনা সম্রাট আকবর ঈশাখাঁকে প্রদান করেন । তাঁর মৃত্যুর একশত বৎসরের মধ্যে এটি তাঁর আমলে বেত্রটির দেওয়ানের হস্তগত হয় । সুবেদার মুর্শেদকুলী খাঁর রাজস্ব বন্দোবস্তকালে এটি চরাকা জাহাঙ্গীর , ইট ইন্ডিয়া কোম্পানীর দেওয়ানী লাভের পর তাদের নায়েরব দেয়ান রেজা খাঁর সময় তা ঢাকা নেয়াবত এ ইমাম দায়ী হুজুরী সেরেসস্তাদার অন্তর্গত জমিদার ভবানী প্রসাদের অধীন ছিল । এখানে উল্লেখ্য - এর মধ্যবর্তী সময়ে এটি সরকারর বাজুহার অন্তর্গত রাজস্ব বিভাগ হিসেবে রাজশাহীর অন্তর্গত ছিল । অষ্টাদশ শতাবন্দীতে নাটোর রাজবংশের প্রাধান্যের সময় এটি নাটোরের শাসনাধীনে আসে । ১৭৯৩ খ্রিঃ মহারাজ রামকৃষ্ণ এর জমিদারী খাজনার দায়ে নিলামে উঠে । এ পরগনাটি খাজা আরাতুন নামক একজন আর্মেনীয় ক্রয় করেন । একই বৎসর এটি রাজশাহী থেকে ময়মনসিংহ কালেক্টরেটের অধীনে আসে । ১৮২২ খ্রিঃ আরাতুনের দুই কন্যা বিবি কেথারিনা , বিবি এজিনা এবং তার দুই আত্মীয় ওয়াইজ ষ্টিফেন্স এবং কেসপার্জ ( মতান্তরে হোম্স ) প্রত্যোকে চারি আনা অংশে এই পরগনার জমিদারী লাভ করেন । ১৮৫৩ খ্রিঃ আঠারবাড়ীর শম্ভুচন্দ্র রায় বিবি এজিনার অংশ ( কিংবা মতান্তরে কেসপার্জ ওরফে হোমস এর অংশ ) , মোহিনী রায় বিবি কেথারিনার অংশ ওয়াইজ সাহেব এদেশ ত্যাগ করেযোবার সময় তাঁর জমিদার হোসেন শাহীর চার আনা মুক্তাগাছার জমিদার রাম কিশোর আচর্য চৌধুরী এবং অবশিষ্ট অংশ গাংগাটিয়ার দীননাথ বংশ চক্রবর্তী , মসুয়ার হরি কিশোর রায় , সরারচরের জয় গোবিন্দ রায় ও টি টি কেলা নোজ এর নিকট বিষয় করেন । মুক্তাগাছার রাম কিশোরের অংশ তার পুত্রের আমলে নিলাম করলে আঠার বাড়ীর মহিম চন্দ্র রায় এই অংশ খরিদ করেন । অন্যান্য শরীকগণ ক্রমশঃ আঠারবাড়ীর জমিদারদের নিকট তাদের অংশ বিক্রয় করেন । ফলে এ শতাব্দীর শেষ দিকে ( ১৯০৪ ) আঠারবাড়ীর জমিদার জ্ঞানদা সুন্দরী চৌধুরাণী স্বামীর উত্তরাধিকার ও ক্রয়সূত্রে এ পরগণার চৌদ্দ আনার মালিক ও পাওনাদার ছিলেন । অবশিষ্ট দুই আনা গাংগাটিয়ার অতুলচন্দ্র চক্রবর্তী ও অন্যান্য ক্ষুদ্র অংশীদারদের ছিল ।
নিউজডেস্ক , বাংলাদেশনিউজ২৪x৭ . কম প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বাসভবনে ককটেল হামলার অভিযোগে দায়ের করা মামলায় যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন আলাল , স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল ও ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুকে ৬ মাসের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট । রবিবার বিচারপতি সৈয়দ মোঃ জিয়াউল করিম ও এএনএন বশির উল্ল্যাহর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন । উল্লেখ্য , ১৮ নভেম্বর প্রধান বিচারপতির বাস ভবনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে । এ ঘটনায় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম ও বিএনপি মহাসচিব দেলোয়ার হোসেনের ছেলে পবনসহ ৫ জনকে আসামি করে পুলিশ রমনা থানায় মামলা দায়ের করে । এর আগে এ মামলায় জামিন নেন ব্যারিস্টার অসীম । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / এসএ .
ঢাকা , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডেস্ক ) : আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ছোট ভাই ও কান্দাহার প্রদেশের নেতা আহমেদ ওয়ালি কারজাইকে গুলি করে হত্যা করা হয়েছে । আজ মঙ্গলবার সরকারি ও পারিবারিক সূত্রে নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে । তবে কার গুলিতে নিহত হয়েছেন সে বিষয়ে কিছুই বলা হয়নি । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কান্দাহারে নিজ বাসবভনে তার নিরাপত্তা প্রহরীর গুলিতে তিনি নিহত হয়েছেন । প্রেসিডেন্টের মুখপাত্রও জানিয়েছেন , আহমেদ ওয়ালি কারজাইকে গুলি করে হত্যা করা হয়েছে । তবে তিনি দেশটির অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে । এদিকে কান্দাহার প্রদেশের মুখপাত্র জালমি আয়বিও জানান , আমি নিশ্চিত যে আহমেদ ওয়ালি কারজাই দক্ষিণ আফগানিস্তানে নিজ বাসভবনে নিহত হয়েছেন । নিহত আহমেদ ওয়ালির চাচাতো ভাইও তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন । তার লাশ কাবুলের একটি হাসপাতালে নেয়া হয়েছে । আফগানিস্তানে বিদেশি সেনারা আহমেদ ওয়ালি কারজাই নিহত হওয়ার খবরে দুঃখ প্রকাশ করেছে । কিন্তু প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি । ( শীর্ষ নিউজ ডটকম / এমইউ / সস / ১৪ . ৩৩ঘ . )
লেখক বলেছেন : কমেন্ট দিয়া তো ফাডাইহালাইস ধুর , সরি কইও না তো চাচ্চু
কেউ আর কথা বলল না । ততক্ষণে ঘটনা সবার জানা হয়ে গেছে … তাছাড়া স্যার আমাদের বেশ ভালো চেনেন । আমরাও তাকে ভালোই চিনি । আর কোন সমস্যা নাই … আমি সেই মূহুর্তে তৃপ্তির ঢেকুর তুলে পড়ায় মনোসংযোগের চেষ্টা শুরু করলাম …
উপদেষ্টা সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম সম্পাদক ডঃ মুহাম্মাদ কাবীরুল ইসলাম ব্যবস্থাপনা সহকারী মুযাফফর বিন মুহসিন নির্বাহী সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব
ঘাসে উপর বসে আছি , সেই দিন প্রথম আকাশ টা কে দেখেছি মন ভরে ! আকাশের মাঝে কত যে রঙ , কিছুক্ষন পর দেখতে পারছি সাদা সাদা কি জানি উড়ে বেড়াচ্ছে । অনেক ক্ষন নীলআকাশে তাকিয়ে থাকলে এমনি লাগে চোখে ! কিছুদিন আগে বরিশালে ঘুরতে গেলাম , জীবনের প্রথম রাতের লঞ্চে গেলাম । রাতে সবাই দেখলাম ঘুমিয়ে গেলো , কিন্তু আমার ঘুম আসছে না । কেবিনে , চোখ বন্ধ করে রেখেছি ! একটু পর পর ঘড়ি দেখছি চোখ খুলে , রাত একটা বাজে , দু টো বাজে এভাবে আরো কিছুক্ষন চোখ বন্ধ করে থাকা । আর টিকতে পারছিলাম না রাত ৩ বাজে তখন , উঠে যাই । আস্তে করে গেট খুলে বের হয়ে যাই , মামা আর মামাতো বোন টা ঘুমাচ্ছে ! বসি একটা চেয়ারে । চারপাশে অন্ধকার , কিছুই দেখা যাচ্ছে না । প্রচুর বাতাস ! সারা লঞ্চ সাড়া শব্দহীন , শান্ত পরিবেশ , পানির কে সরিয়ে লঞ্চ এগিয়ে যাচ্ছে শুধু তারি শব্দ হচ্ছে ! খুব বাতাস বইছে , ঘুটঘুটে অন্ধকার একটু পর পর দূরের লঞ্চ গুলো আলো জালাচ্ছে , আমাদের লঞ্চ টাও চারপাশে একটু পর পর আলো মারছে দেখে নিচ্ছে পথ ! এবার কি মনে করে জানি হেটে চলে গেলাম লঞ্চের সামনে , উপরে তাকালাম দেখলাম পৃথিবীর তারা গুলো কে ! এত সুন্দর করে জ্বলছে তারা গুলো , কোটি কোটি তারা হাসছে । তখন আমার কাছে মনে হলো হাজার বছরের পুরোনো হাসি । সবাই ঘুমাচ্ছে , শুধ আমি একা দাঁড়িয়ে আছি , আশে পাশে কেউ নেই , পানির প্রচুর ঢেউ ! ! একবার মনে হলো আমার মতো করে কেউ কি এই তারার হাসি উপভোগ করছে ? পৃথিবী টা কত সুন্দর , কত সুখী আজ রাত , আজকের তারা ! নিজের মাঝেও সুখী ভালো লাগা অনুভব হলো ? কিন্তু একটু পর হাত অনেক ঠান্ডা হয়ে গেলো প্রচুর বাতাস গায়ে লাগছিল তাই চলে আসলাম , বসলাম চেয়ারে । বসার পর মনে হলো আবার তারা গুলো কে দেখি কিন্তু তাকিয়ে দেখি আকাশে কোন তারা নেই ! চারপাশে যেমন অন্ধকার আকাশেও । চারপাশের অন্ধকার আর আকাশের কালো রাত টা এক সাথে মিশে আছে ! এমন কেনো হলো তখন বুঝতে পারিনি , এখনো না ? একটু পর দেখলাম আকাশের রঙ বদল হচ্ছে ঘড়ির দিকে তাকালাম তখন ৩ টা ৩০ বাজে । বসে আছি , লঞ্চের ইঞ্জিনের শব্দ ছাড়া , পানির স্রোতের শব্দ ছাড়া আর কোন শব্দ নেই । মাঝে মাঝে আলো দেখা যাচ্ছে ! পানির মাঝেও আলো ? একটু পর খুব ভালো করে লক্ষ্য করি , দেখলাম অন্ধকারে মাছ ধরছে জেলেরা অনেক দূরে ! মিটমিট করে তাদের নৌকায় আলো জলছে । তাকিয়ে আছি পানির দিকে , অন্ধকারের দিকে , আকাশের দিকে ! কিন্তু কোন কিছুই ভাবছিলাম না মনে ? আকাশের দিকে আবার তাকালাম দেখলাম আকাশ টা কে আবার ভালো মতো , একটু লাল রায়হান ভোরের রঙ একপাশে আর চারপাশ অন্ধকার ? আস্তে আস্তে যে ভোর হচ্ছে বুজা যাচ্ছে । সত্যিকার অর্থে আকাশের রং কত পরিবর্তন হচ্ছিল , নিজের চোখে না দেখলে বনর্না করা যাবে না । একবার এক এক জিনিষ মনে হচ্ছিল ! আকাশে রঙ ছুটাছুটি করছিল একটু একটু করে । এবার ঘড়ির দিকে তাকালাম সময় তখন প্রায় ৪ টা ৪০ এর কাছাকাছি , দূরে অনেক আলো দেখা যাচ্ছে । বুঝতে পারলাম কিছু সামনেই লঞ্চ ঘাট , ভোর ৫ টার দিকে পৌছে গেলাম । চলে গেলাম ভিতরে মামা কে উঠাতে , সব ঠিক ঠাক করে বের হওলাম । রিক্সা নিলাম বরিশাল শহর তখন পুরা শান্ত , আকাশের দিকে তাকালাম দেখলাম ভোরের আলো , ঐ তো সকাল হচ্ছে !
এক হোটেলকর্মীকে ধর্ষণ চেষ্টা ও জোর করে আটকে রাখার চেষ্টার অভিযোগে কানকে গ্রেপ্তার করা হয় । তবে কানের আইনজীবীরা এ অভিযোগ অস্বীকার করেছেন ।
কামরুজ্জামান হারুণ ঃ মতলব উত্তর উপজেলার শরীফ উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে আজহারুল হক স্মৃতি টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । ওই খেলায় বাহাদুরপুর ন্যাশনাল একাদ্বশ ৪১ রানে সুগন্ধী ইয়াং স্টার একাদ্বশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে বিজয়ী দলের বাঁধন । টূর্ণামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে । টূর্ণামেন্টের পৃষ্ঠপোষকতা করেন ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু । পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন , মুন্সীগঞ্জের কালীরচরের বিশিষ্ট ব্যবসায়ী উজ্জল মিয়াজী । বিশেষ অতিথি ছিলেন , উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোল্যা , ব্যবসায়ী বাবুল হোসেন মেম্বার । বক্তব্য রাখেন , আবুল হোসেন প্রধান , সোবহান মিয়া , আব্দুর রাজ্জাক প্রধান , আবু হানিফ । সার্বিক দায়িত্বে ছিলেন , আরিফ হোসেন , রোবেল মোল্লা , আল আমিন , রমজান আলী । সভাপতিত্ব করেন , সমাজ সেবক জিএম চঞ্চল সরকার । খেলার স্কোরঃ বাহাদুরপুর ন্যাশনাল একাদশ ১৩৪ / ১০ । সুগন্ধী ইয়াং স্টার একাদশ ৯৫ / ১০
ভূপতি একদিন অবসরকালে কহিল , ' তাই তো চারু , আমাদের অমল যে এমন ভালো লিখতে পারে তা তো আমি জানতুম না । '
দিনাজপুর , ১১ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : দিনাজপুরে হরতালে মোটরসাইকেল ভাঙচুর , নগদ অর্থ ও স্বর্ণের চেইন ছিনতাইয় মামলায় জেলা বিএনপি ও যুবদলের সভাপতিসহ ১০ নেতাকর্মীকে জামিন দিয়েছে আদালত । আজ সোমবার দুপুর ১টায় দিনাজপুর প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক গোলাম রসুল তাদের জামিন প্রদান করেন ।
ঢাকা , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডেস্ক ) : পাকিস্তান বিমান বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এয়ার মার্শাল মোহাম্মদ হাসান তদন্ত কমিশনকে জানিয়েছেন , গত ২ মে মার্কিন কমান্ডো হামলায় ওসামা বিন লাদেন নিহত হওয়ার দিন বিদেশী হেলিকপ্টারের উপস্থিতির খবর পাওয়া মাত্র অপারেশনাল মানদন্ড অনুযায়ী পাকিস্তান বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছিল । তবে ভৌগোলিক সীমাবদ্ধতার জন্য পাকিস্তানি রাডার অনুপ্রবেশকারী হেলিকপ্টার শনাক্ত করতে পারেনি । আজ মঙ্গলবার ডনের অন লাইন সংস্করণে এ সংবাদ প্রকাশিত হয়েছে । পাকিস্তানি রাডারকে ফাঁকি দিয়ে গ্যারিসন শহর রাওয়ালপিন্ডির অদূরে এবোটাবাদে ২ মে মার্কিন হেলিকপ্টার অনুপ্রবেশ করে আল - কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করতে সফল হওয়ায় গোটা পাকিস্তান সশস্ত্র বাহিনী বিশেষ করে সে দেশের বিমান বাহিনীর যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দেয় । এ প্রশ্নের জবাব খুঁজে বের করতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জাভেদ ইকবালের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয় । গতকাল সোমবার এ কমিশনকে লিখিতভাবে এয়ার মার্শাল হাসান জানান , এবোটাবাদে মার্কিন কমান্ডো অভিযানের বহু আগে থেকে পাকিস্তান বিমান বাহিনী পশ্চিমাঞ্চলীয় সীমান্তে শান্তিকালীন অবস্থা বজায় রাখতো । বিমান বাহিনী ২ মে ভোর পর্যন্ত এবোটাবাদের আকাশে টহল অব্যাহত রেখেছিল । তবে অঞ্চলটি দুর্গম পাহাড়ী হওয়ায় পাকিস্তানি রাডার অনুপ্রবেশকারী হেলিকপ্টার শনাক্ত করতে ব্যর্থ হয় । ( শীর্ষ নিউজ ডেস্ক / এসএইচকে / এআইকে / ১৯ . ১০ঘ )
. . . শ্যামল বরণ রূপে মন নিল হরিয়া কুক্ষণে গো গিয়াছিলাম জলের লাগিয়া কারো নিষেধ না মানিয়া সখি গো । । আবার আমি জলে যাব ভরা জল ফেলিয়া জল লইয়া গৃহে আইলাম প্রাণটি বান্ধা থুইয়া আইলাম শুধু দেহ লইয়া সখি গো । । কি বলব সই রূপের কথা শোন মন দিয়া বিজলি চটকের মতো সে যে রইয়াছে দাঁড়াইয়া আমার বাঁকা শ্যাম কালিয়া সখি গো । । ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া মনে লয় তার সঙ্গে যাইতাম ঘরের বাহির হইয়া আমি না আসব ফিরিয়া সখি গো । । . . .
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » সাহায্য চাই - MoBidata দিয়ে GP internet access করতে পারছিনা
দুপুরের দরোজা খুলতেই দেখি , আমার বুকের ভেতরে ঢুকে পড়ছে একটুকরো মেঘ । জমাট সূর্য তার অসমাপ্ত সত্ত্ব নিয়ে লিখাচ্ছে নাম ঘাসের পাঁজরে , আর বুড়ো নদী তার প্রাগৈতিহাসিক তারুণ্য ধারণ করে জানাচ্ছে প্রণাম জলকে , জলাশয়কে ।
টিপাইয়ের বাধ দালালের আহ্লাদ জহ্লাদের পৌষমাস বাংলার গলেফাস ।
বইমেলায় গল্প - উপন্যাস ও বিভিন্ন গবেষণামূলক বইয়ের পাশাপাশি রয়েছে অনেক প্রকার রান্নার বইও । সেই বইগুলো মেলায় আসা নারী দর্শনার্থীদের মাঝে ভালোই সাড়া ফেলেছে । নতুন অনেক রান্না ও রেসিপি বইয়ের পাশাপাশি গেলোবারের পুরনো বইও পাওয়া যাচ্ছে বিভিন্ন স্টলে । এবারের মেলায় অবসর প্রকাশনী দুটি বড় সাইজের রান্নার রেসিপির বই মেলায় এনেছে । মোহাম্মদউল্লাহ রিপনের সম্পাদনায় বের হয়েছে ' মাছ , মাংস , সবজি ' । রসনাপ্রেমীরা বইটিতে পাবেন - মাছ , মাংস ও সবজির সমন্বয়ে খাবার তৈরির বেশকিছু রেসিপি । চিকেন আর্লা কিভ , পুরভরা চিকেন , গরুর মাংসের মাচুরিয়ান , মাংস ও ধনেপাতার স্যুপ , লগন বোটি , শনার মধ্যে বিফ সালাদসহ ২৯ রকমের মজাদার রেসিপি । সবজির মুখরোচক রেসিপি রয়েছে ৮০ পদের । এর মধ্যে রয়েছে চিজ বেগুনের টেম্পুরা , সরষে পোস্ত দিয়ে বেগুনের ঝাল , বাদাম সবজির মিতালি কাবাব , মুলি্লগতয়ানি ভেজিটেবল স্যুপ , আঠার পদের কাঁচা কাঁঠাল ইত্যাদি । বইটিতে রেসিপি দিয়েছেন রহিমা সুলতানা রীতা , রেজওয়ানা আহমেদ সোনিয়া , নাহিদ ওসমান , রীমা জুলফিকার , জাকিয়া সুলতানা শাপলা প্রমুখ । বইটি পাওয়া যাচ্ছে অবসরের স্টলে । ১৬৮ পৃষ্ঠার রেসিপির বইটি কিনতে লাগবে ৩০০ টাকা । একই প্রকাশনী থেকে বের হয়েছে ' উৎসবের রান্না ' শিরোনামের একটি বই । এতে পাওয়া যাবে বাঙালি জাতির বিভিন্ন উৎসবের রান্নার রেসিপি । ৩১২ পৃষ্ঠার রেসিপি বই । লাবণ্য লিপি সম্পাদিত বইটিতে রয়েছে ধর্মীয় ও সামাজিক উৎসবের নামে রান্নার দুটি বিভাগ । ধর্মীয় রান্না বিভাগে আছে ঈদুল ফিতর , ঈদুল আজহা , ঈদে মিলাদুন্নবী ( সা . ) , পূজা - পার্বণ , জন্মাষ্টমী , বড়দিন , মাঘী , প্রবারণা , মধু পূর্ণিমা । সামাজিক উৎসব বিভাগে রয়েছেথ বৈশাখ , নবান্ন , বিয়েশাদি , গায়ে হলুদ , বিয়েবার্ষিকী , জন্মদিন , আকিকা , অন্নপ্রাশন , বৈসাবি , জামাইষষ্ঠী , ভালোবাসা দিবস , মা দিবস , বাবা দিবস , বন্ধু দিবস , হালখাতা উৎসবের রান্নার রেসিপি । এতে রেসিপি দিয়েছেন - রীমা জুলফিকার , রেজওয়ানা আহমেদ সোনিয়া , আলিয়া ওয়াহাব , চৈতালী তালুকদার মুন্নী ও কাজী সানজিদা নাহিদ । বইটির দাম পড়বে সাড়ে ৬০০ টাকা । অন্যপ্রকাশ এনেছে ৫টি রান্নার রেসিপি বই । এর মধ্যে রয়েছে - শওকত ওসমানের ' শাকান্ন ' , মাজহারুল ইসলাম সম্পাদিত ১০১টি গরুর মাংসের রান্নাসহ তিনটি এবং কেকা ফেরদৌসীর একটি । কাকলী থেকে বের হয়েছে ফাইজার রহমান মিতুর মজাদার সবজি রান্না , ফারদিন সুলতানার ' সবার মজাদার রান্না - বান্না শেখার কলাকৌশল ' । সময় প্রকাশন এনেছে নুরুন নাহার চৌধুরীর ' চায়নিজ ও থাই রান্না ' । এছাড়া অবসর থেকে বের হয়েছে রেহানা পারভীন রুমার ' নিরামিষ দেশে - বিদেশে ' , কাজী সানজিদা নাহিদের ' ফলাহার ' । - - - - এস . ইকবাল
বাগেরহাটের রামপালে কৃষি জমি রা সংগ্রাম পরিষদের সভা অনুষ্ঠিত
পঞ্চগড় , ২৭ জুন : পঞ্চগড়ে স্কুল ছাত্রীর ধর্ষণকারি আহসান হাবিবকে গ্রেফতার দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে । সোমবার টুনিরহাট স্কুলের শিক্ষার্থী - শিক্ষক ও বিভিন্ন সামাজিক সংগঠন শহরের চৌরঙ্গীমোড়ে দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত এ মানববন্ধন পালন করে । মানববন্ধনে অবিলম্বে ধর্ষক আহসান হাবিব ও তাকে . . . বিস্তারিত »
জামাল বলেছেন : গালিবাজ - সবাক আবাল - আসিপ মগা হাম্বা - আকাশের তারাগুলি চামচা - রাজসোহান
চাঁপাইনবাবগঞ্জ , ২৭ , জুন : পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি সিদ্দিকুর রহমান বলেছেন , " সল্পসংখ্যক পুলিশ দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয় । ভবিষ্যত প্রজন্মকে মাদকের হাত থেকে বাঁচাতে হলে সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে । " সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের কোর্ট এরিয়ায় সদর . . . বিস্তারিত »
বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১ নং এ । দৈনিক পত্রিকার এর ওয়েব সাইট এর ওয়ার্ড র্যাঙ্ক হল 2 , 728
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মুহিত তার প্রথম বাজেটে ( ২০০৯ - ১০ ) পুঁজিবাজারসহ চারটি খাতে কালো টাকা সাদা করার সুযোগ দেন । জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী , ওই অর্থবছরে প্রায় ৪২৩ কোটি ' কালো ' টাকা পুঁজিবাজারে খাটানো হয় ।
তিনি বলেন , " আদালত দ্রুত শুনানির তারিখ নির্ধারণ করায় স্বাভাবিকভাবেই গতিশীল মনে হচ্ছে ট্রাইব্যুনালকে । "
ছালামালেকুম ! ইও ভাইরা আন্নারা যারা আসন্ন শুভদিন নিয়ে একটি পাওয়ার পয়েন্টে বানানো ফাইল ( খুব সুন্দর ! আমি ওভার কনফিডেন্ট এ ব্যাপারে , কারণ সবাই বলে আমার ভেতরে এমন কিছু সাধারন ব্যাপার আছে যা সহজ সরল মানুষদের অন্তরে দাগ ফেলতে . . . সরি আর নিজেকে নিয়ে সাফাই গাইবো না , মাপ করবেন ! ) যা দেখে আমার ভাল লেগেছে বলে আসরের ঐ সব ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি যারা কৌতুহলী এই হতভাগার সাথে আনন্দে শরীক হওয়ার সামান্য ইয়ে থাকলেও আমাকে যেনো নিম্নের যে কোন একটি ইমেইলে মেছেজ পাঠান ; তাহলে আমি উনার / উনাদের কাছে এই ফাইলটি পাঠিয়ে দেবো ;
শেষ কথাটি এনটিভিতে ঈদের ৪র্থ দিন রাত আটটা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ' শেষ কথাটি ' । ফারিয়া হোসেনের রচনা ও আরিফ খানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন বিপাশা হায়াত , তারিন , জয়া আহসান , মাহফুজ আহমেদ প্রমুখ ।
তাইলে আরো দুইটা টিভি কিনেন একটায় বাচ্চাদের কার্টুন আর একটায় আপনে যা দেখবার চান ।
জানালা খোলার সময় হাতলের বোতামটিতে চাপ দিন ( 1 ) ৷ বোতামে চাপ দেয়ার পর হাতল ঘুরবে ৷ বন্ধ করার সময় হাতল ঘুরিয়ে ক্লৌজড ( closed ) বরাবর নিয়ে আসুন ৷ এতে বোতামের তালা আপনাআপনি লেগে যাবে ( 2 ) ৷ জানালাগুলোতে রাত্রিকালীন বায়ু চলাচলের পথও রয়েছে ৷ বায়ু চলাচলের পথ খুলতে হলে উপরের নিয়ম অনুসারে জানালা খুলে প্রায় 1 / 2 ইঞ্চি ফাঁক করে নিন ৷ তারপর হাতল ঘুরিয়ে নিয়ে এই অবস্থানেই জানালা তালাবদ্ধ করুন ৷ এতে জানালা স্থায়ী ভাবে তালাবদ্ধ থাকা অবস্থায় বাতাস চলাচল করবে ( 3 ) ৷
লালসালু বলেছেন : মামুর কোন কোম্পানির শেয়ার ছিল ? আমার শেয়ারগুলোর ক্রয়মূল্য ছিল ৫২ হাজার টাকা । ভাবছিলাম দাম বাড়লে একসময় বিক্রি করব । এখন সেই শেয়ারের দাম দাঁড়াইছে ২২ হাজার টাকা মাত্র !
কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বপ্রাপ্ত সেকেন্ড অফিসার কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , বিএসএফ ' র গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন । পাথর সংগ্রহের সময় বিএসএফ গুলি ছোঁড়ে বলে তিনি জানান ।
২ . জন্ম বাংলাদেশে । জন্মভূমি থেকে বিচ্ছিন্ন ছয় বছর যাবৎ . . . দুরের পাখি
বিকালে আদালত আদেশে ঢাকার পুলিশ কমিশনারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেয় বলে বাদীর আইনজীবীদের অন্যতম জয়নাল আবেদিন মেসবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন । এ মামলায় হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি । গত বুধবার হরতালের দিন সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন ফারুক । তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে । সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে সেদিনই শেরেবাংলা নগর থানার উপ - পরিদর্শক নাজমুল করিম বাদী হয়ে ফারুকের বিরুদ্ধে একটি মামলা করেন । পরদিন দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপি মামলা করতে গিয়ে ব্যর্থ হয় । এ ঘটনায় পুলিশের একটি মামলা রয়েছে জানিয়ে বিএনপির মামলাটি নেয়নি থানা । এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন , ফারুকের আহত হওয়ার বিষয়টি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ ।
ভাই লঞ্চের পার্ট টাইম সারেং নাকি ? তাই তো বলি ফোরামে কা কা করতাছে কে ।
নাটোরের গুরুদাশপুর উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বুধবার ৩ জন নিহত হয়েছেন । আজ ভোরে উপজেলার নয়াবাজার এলাকায় ঢাকা - নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে । পুলিশ জানায় , ঢাকা থেকে নাটোরগামী একটি ট্রাক ও চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা আম বোঝাই আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান ও ১ জন আহত হন । নিহতরা দুইজন ট্রাকের চালক এবং একজন সহকারী । আহত অপর সহকারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । নিহতদের পরিচয় পাওয়া যায়নি । নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুর রউফ দুর্ঘটনায় কথা স্বীকার করেন । এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে । পুলিশ দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক আটক করেছে ।
আ . লীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান আর নেই
' রমজান মাস সবরের মাস আর সবরের প্রতিফল হচ্ছে জান্নাত । এটা হলো সহানুভূতি , সহমর্মিতার মাস । আর এটা এমন একটা মাস যাতে মু ' মিনের রিজিক বর্ধিত করা হয় । ' ' যে ব্যক্তি এ মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে তা তার পাপমুক্তি ও দোজখ থেকে মুক্তির কারণ হবে এবং এতে সে ওই রোজাদারের সমান পুণ্যের ভাগী হবে অথচ রোজাদারের পুণ্য তাতে একটুও কমবে না । '
মাটি ও মানুষ ( কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান ) - প্রচারিত হয় প্রতি রবিবার সন্ধ্যা ৭ : ০০ টায় কৃষি দিবানিশি ( প্যাকেজ ) - প্রচারিত হয় প্রতি সোমবার সন্ধ্যা ৭ : ০০ টায় মাটি ও মানুষ ( কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান ) - প্রচারিত হয়প্রতি মঙ্গলবার দুপুর ১ : ৩০ টায় কৃষি দিবানিশি ( প্যাকেজ ) - পুন : প্রচারিত হয় প্রতি মঙ্গলবার বিকাল ৫ : ৩০ টায় মাটি ও মানুষ ( কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান ) - প্রচারিত হয় প্রতি বুধবার সন্ধ্যা ৭ : ০০ টায় মাটি ও মানুষ ( কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান ) - পুন : প্রচারিত হয় প্রতি শুক্রবার সন্ধ্যা ৭ : ০০ টায়
নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য দেখছো প্রলয় আমারে কই নিয়া ফালা্ইলো । : " > সামিউল তুমি ভাই মাউন্ড খাইয়ো না । অর্থি রে আমি বুঝাইয়া কমুনে । = ) ) = ) )
ব্যান করার সাধারণ নীতি , প্রথম পাতা থেকে পোষ্ট সরিয়ে দেয়া , পাঠকের পাঠানো ব্যানার , সেরা লেখক , সেরা ব্লগার , সেরা মন্তব্য দাতা নির্বাচন , পোস্ট স্টিকি করা ও বিজ্ঞাপন প্রসংগ [ ৯৭৯ ]
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ট্রাবলশুটিং » সিটিসেল জুম আল্ট্রা এর ডায়ালার বানাবো কিভাবে ?
হাসান জামান বলেছেন : আপনার লেখাটি পড়ে অনেক ভালো লাগলো । বর্ণমালায় আপনাকে স্বাগত । আশা করি নিয়মিত আপনার লেখা পাব । অনেক কিছু জানার সুযোগ হবে ।
জামালপুর , ১২ জুলাই : জামালপুরের সরিষাবাড়ি উপজেলার রঘুনাথপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু - পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছে । বিস্তারিত আসছে … . বার্তা২৪ ডটনেট / এটি . . . বিস্তারিত »
বেশী বড় মনে হইলে উপ্রের দুই লাইন আর শেষের দুই লাই পরেন তাইলেই হইবে
প্রঃ ব্যবসায়ীদের কথা বলছি - উঃ ব্যবসায়ীরা তাদের মাল ( কাঠ , বাঁশ ) নেওনের সময় রাস্তায় রাস্তায় চান্দা দেয় । চান্দা ছাড়া ১ ফুট গাছ নেওনের মেতাও ব্যবসায়ীদে নাই । চান্দা বাকী রাইখ্যা শান্তিবাহিনী গাছ নিতে দিছে এই কথা জীবনেও শুনি নাই । ব্যবসা করতে চাইলে তাদেরকে চান্দা দেওনই লাগবো । আর হেগোর লাইগ্যা আমাদের মতন গরীব মানুষেরে মারব ক্যান্ ?
কিঞ্চিত অফটপিক : একটা উত্তরে পেঁয়াজ গাছ দেখে চিন্তার মধ্যেও অনেকক্ষণ হাসলাম ।
রাজধানীর পল্লবীতে আজ শনিবার ভোরে র্যাবের সঙ্গে ' বন্দুকযুদ্ধে ' দবির ( ৩০ ) নামের একজনের মৃত্যু হয়েছে । পল্লবীর [ বিস্তারিত ]
নিউজডেস্ক , বাংলাদেশনিউজ২৪x৭ . কম নাটোরে সড়ক দূর্ঘটনায় ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছে । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় , গতকাল দুপুর পৌনে একটার দিকে বগুড়া থেকে কুষ্টিয়াগামী তুহিন পরিবহন ( ঢাকা - চ ২৪৯২ ) ফুলবাগান এলাকায় নাটোর সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে নিয়ন্ত্রন হারিয়ে একটি অটোরিকশার ওপর উঠে যায় । এতে ঘটনা স্থলেই অটোরিার ৪ যাত্রী নিহত হয় । আহত হয় অপর ২ জন । তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে এখানে আরো একজনের মৃত্যু হয় । নিহত ৫ জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে । তিনি নাটোর সদর উপজেলার তেগাছী গ্রামের আব্বাস আলীর ছেলে আনোয়ার হোসেন ( ৫০ ) । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / এসআরএস / এসএকে .
কথা : নাজিম মাহ্মুদ সুর : সাধন সরকার বাংলার ছাত্র জনতা এক মিছিলে দাঁড়া নতুন দিনের ডাক এসেছে এক সাথে দে সাড়া । । ঐ কারখানাতে কলে , ঐ পথে মাঠে জলে ( সবাই ) খেটে মরে , না পায় খেতে না পায় থাকার ঘর তাই ঋন মুক্তির ঝান্ডা উঁচায়ে ধর । । ঐ বিশ্ববিদ্যালয়ে সবাই মরে ভয়ে ( সেথায় ) না হয় পড়া , জীবন গড়া শুধু্ই গুলির ডর তাই সন্ত্রাসের মুন্ডু নিপাত কর । ।
নোয়াখালী : জামায়াতে ইসলামীর ডাকে আজ ও কাল দেশব্যাপি ৪৮ ঘণ্টা লাগাতার হরতালের সমর্থনে জামায়াতে ইসলামী নোয়াখালী শহর শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । গতকাল মঙ্গলবার বিকেলে নোয়াখালী শহরের পৌর বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয় । মিছিলে নেতৃত্ব দেন শহর জামায়াতের আমীর হাফেজ মাওলানা আবদুল্লাহ । শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলা সভাপতি মেজবাহ উদ্দিন , আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা রুহুল আমিন , ছাত্রশিবির নোয়াখালী শহর সভাপতি ফখরুল ইসলাম মিলন , শহর জামায়াতের সেক্রেটারি জহিরুল আলম , বিশিষ্ট আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম , শহর জামায়াতের সহ - সেক্রেটারি মুহা . ইউছুপ , জামায়াত নেতা খায়রুল আলম বুলবুল ও জামায়াত - শিবিরের কয়েক শতাধিক নেতাকর্মী । কিশোরগঞ্জ সংবাদদাতা : আজ ৬ ও আগামীকাল ৭ জুলাই হরতালের সমর্থনে জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার উদ্যোগে স্থানীয় পুরান থানায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । এস এস রোকন রেজার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক মো . রমজান আলী । এ সময় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । সমাবেশ শেষে হরতালের সমর্থনে মিছিল বের করতে গেলে পুলিশ বাধা দেয় । পুলিশ মিছিল করতে দেয়নি । এদিকে বিএনপির উদ্যোগে এক সমাবেশ স্টেশন রোডস্থ অফিস চত্বরে অনুষ্ঠিত হয় । এতে জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । লক্ষ্মীপুর : গতকাল মঙ্গলবার বিকেলে শহরের উত্তর তেমুহানী বাসষ্ট্যান্ড থেকে পৌর জামায়াতের আমীর মোঃ নুরুন নবী ও পৌর সেক্রেটারি সামছুল ইসলামের নেতৃত্বে হরতালের সমর্থনে লক্ষ্মীপুর শহর জামায়াতের বিক্ষোভ মিছিল শুরু হয়ে সামাদ একাডেমীর সামনে গিয়ে শেষ হয় । এ সময় জামায়াত নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে । এতে জামায়াতের ১৫ নেতাকর্মী আহত হয়েছে । আহতদেরকে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে । জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা ও শহর নেতৃবৃন্দ মঙ্গলবার সকাল ১০টায় কক্সবাজার শহরের বাজারঘাটা ও বড়বাজারে হরতাল পালনে জনমত সৃষ্টির লক্ষ্যে সর্বস্তরের জনসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে হরতাল পালনের লক্ষ্যে বিভিন্ন দাবিসম্বলিত লিফলেট বিতরণ করেন । এ সময় নেতৃবৃন্দ জনসাধারণ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন । লিফলেট বিতরণকালে জামায়াত নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কক্সবাজার জেলা আমীর মুহাম্মদ শাহজাহান , কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও প্রবীণ আইনজীবী এডভোকেট ছালামতুল্লাহ , প্রচার সেক্রেটারি আবু হেনা মোস্তফা কামাল , শহর সেক্রেটারি সাইদুল আলম , সহকারী সেক্রেটারি জাহেদুল ইসলাম , জামায়াত নেতা নুরুল আমিন , সাইদুল আলম , শাহাবুদ্দিন , মনিরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ । সর্বস্তরের জনগণ ও ব্যবসায়ীদেরকে নেতৃবৃন্দ ৪৮ ঘণ্টার একটানা হরতাল সফল করার জন্য উদাত্ত আহবান জানান । রামু : ৬ ও ৭ জুলাই একটানা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে রামু উপজেলা জামায়াতের উদ্যোগে সোমবার সন্ধ্যায় চৌমুহনীতে বিক্ষোভ মিছিল করে । মিছিলের নেতৃত্ব দেন রামু উপজেলা জামায়াতের আমীর দেলওয়ার হোছাইন , সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম , জামায়াত নেতা মাওলানা নুরুল হাকিম , মাহবুবুর রহমান , মাস্টার আলী হায়দার প্রমুখ নেতৃবৃন্দ । মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন , ৪৮ ঘণ্টার হরতাল পালন করে রামুবাসীকে আওয়ামী দুঃশাসনের জবাব দিতে হবে । নেতৃবৃন্দ সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে হরতাল পালনের জন্য রামুবাসীর প্রতি আহবান জানান । বেগমগঞ্জ ( নোয়াখালী ) : আজ ও আগামীকালের হরতালের সমর্থনে জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখার উদ্যোগে গতকাল চৌমুহনীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিনের নেতৃত্বে রেল স্টেশন মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ববাজারে গিয়ে শেষ হয় । মিছিলে আরো উপস্থিত ছিলেন শহর আমীর নাসিমুল গনি চৌধুরী মহল । শিবিরের জেলা সভাপতি আব্দুল বাকের প্রমুখ ।
কোন ভাষার কথা বলছেন ঠিক বুঝলাম না । পোষ্টে লিখিত ভাষা থেকে বুঝতে পারছেন না আমি কোন জেলার বাসিন্দা ? @ রাহাত
পিকেটিং করার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ছাত্র সংগঠনের আটককৃতরা হলেন , ইসলামী আন্দোলন বাংলাদেশের সদর উপজেলা কমিটির সদস্য মুক্তার হোসেন ( ২৮ ) , সদস্য সুজন মাহমুদ ( ২৭ ) , ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ছাত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ( ২৭ ) । অপর তিনজনের নাম জানা যায়নি ।
সোনার বাংলা রিপোর্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ বলেছেন , সরকার জামায়াত নেতৃবৃন্দকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার কথা বলে গ্রেফতার করে পরে মামলার পর মামলা দিয়ে বিচারের নামে প্রহসন করছে । যারা সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা তুলে দিতে চায় তারাই ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে । সবার আগে এদেরই বিচার হওয়া উচিত । সরকার জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রথমে যুদ্ধাপরাধীদের বিচারের কথা বললেও এখন তাতে সুবিধা করতে না পেরে . . . . বিস্তারিত
এমনই একদিন একাডেমি পিরিয়ডে সামাদ স্যার ( অর্থনীতির শিক্ষক ) এলেন । যেহেতু সেলফ স্টাডি , উনি পেছনের চেয়ারে বসলেন এবং একা কথা বলতে লাগলেন । তার সাথে আর্টস পার্টির পোলাপানগুলার পিতা - পুত্রের সম্পর্ক । তাছাড়া ওই ৫ জন শেষ দুই সারিতে বসত বলে বিভিন্ন বিষয় নিয়ে তারা স্যারকে কথা বলাতে লাগল , নিজেরাও বলতে লাগল । এক পর্যায় স্যার বলছিলেন তার আজ অনেক কাজ - বাজারে যেতে হবে , বাসার কী কী যেন মেরামত করতে হবে , গাছে জাম্বুরা ধরেছে তার দেখভাল করতে হবে ( জাম্বুরা নামটা শুনেই দেখলাম কয়েকজনের কান খাড়া হয়ে গেল ) … জাহিদ স্যারকে শুধু একটা প্রশ্ন করল , " স্যার কোন গাছে ? " স্যার উত্তর দিলেন , " বাসার সামনের গাছে " । ব্যাস … … হয়ে গেল … দেখলাম কয়েকজনের মুখে তৃপ্তির হাসি আর শুনলাম কিছু দীর্ঘশ্বাসের শব্দ …
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রোমানা মঞ্জুর তার স্বামীর হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে । গুরুতর আহত অবস্থায় তিনি এখন রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন । তার চোখে প্রচন্ড আঘাত লেগেছে বলে চিকিত্সকরা জানিয়েছেন । গতকাল শনিবার রোমানা মঞ্জুরের বাবা মেজর ( অব . ) মঞ্জুর হোসেন বাদী হয়ে এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা দায়ের করেছেন ।
১০ জুলাই ( মামুন ) : জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ওবায়দুল হক নাসিরকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ । শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে আটক করে । তবে গতকাল নাসিরকে গ্রেফতারের বিষয়টি গোয়েন্দা পুলিশের কোনো কর্মকর্তা স্বীকার করেনি । এদিকে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল জানান , এস এম ওবায়দুল হক নাসিরকে সাদা পোশাকধারী পুলিশ গ্রেফতার করেছে । তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা তিনি জানাতে পারেননি ।
আল্লাহ , রাসূল ও আখিরাতে সঠিকভাবে ঈমান আনার মাধ্যমে আল্লাহর সাথে যে সম্পর্ক সৃষ্টি হয় তা আল্লাহ তাআলা সূরা আন নাসে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন । আল্লাহ মানুষের রব , বাদশাহ ও ইলাহ বা মাবূদ । কুরআনে আরও একটি সম্পর্কের কথা বারবার উল্লেখ করা হয়েছে । সেটি আরো আবেগময় । আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে ঈমানদারদের ওয়ালী বা অভিভাবক । জীবন্ত নামায আল্লাহর সাথে এ চার রকম সম্পর্ক মযবুত করতে থাকে । মুমীনের রুহানী তরক্কীর জন্য নামাযই সবচেয়ে বেশি কার্যকর । রাসূল ( স ) নামাযকে তাঁর চোখের মণি বলেছেন । কখনো কোন পেরেশানীর কারণ ঘটলে রাসূল সাল্লাল্লাহু আলাইহ ওয়াসল্লাম নামাযের মাধ্যমে প্রশান্তি বোধ করতেন । Continue Reading »
রবিবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে সংবিধান থেকে আলাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বাদ দিয়ে ধর্মনিরপেতা ও সমাজতন্ত্র পুনঃস্থাপন এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের প্রতিবাদে বিােভ মিছিল শহরের বাজলা স্কুল গেট থেকে বাটার মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি আব্দুল খালেক , আরো উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী আসলাম হোসেন , জেলা দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন , জেলা সাহিত্য সম্পাদক আল মামুন , জেলা প্রকাশনা সম্পাদক আল মাহমুদ , শহর সভাপতি রুনজু আহমেদ , সরকারী কলেজ সভাপতি আমিনুর রহমান , হানাইল সভাপতি আবু জর গীফারী , হারুনুর রশিদ , লোকমান হোসেন , ওমর আলী প্রমুখ ।
চাটিকিয়াং রুমান বলেছেন : আপনার প্রতিও চট্টগ্রামে আসার দাওয়াত রইল । চট্টগ্রামে আসলে আপনাকে নিয়ে ঘুরবো । হ্যাঁ , জায়গাটা আসলেই অনেক সুন্দর ।
যাই হোক , আলু সিদ্ধ হয়ে থাকলে এইবার ভিতরে বাকি সবজিগুলি দিয়া দাও , মনে রাইখো , এক্সট্রা পানি ' র দরকার সাধারণত হয় না , কারণ , কিমা , আলু এবং সব্জির ভিতরে যথেস্ট পরিমাণে পানি থাকে , তারপরও তুমি যদি জঘন্য প্রকার কুক হয়ে থাকো , তাহলে খেয়াল রাইখো , যে তোমার মসল্লাপাতি কড়াইয়ের সাথে লেগে ধরতেছে কিনা , তাইলে তুমি এক্সটার্নাল ওয়াটার ব্যবহার করতে পারো ।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন রোববার জানান , আদালতের স্থগিতাদেশের কারণে অন্তত ১০টি পৌরসভার নির্বাচন স্থগিতাদেশ রয়েছে ।
উপজেলা বন কর্মকর্তা আহসান হাবিব বলেন - কর্তৃপক্ষের অনুমতি ক্রমে টেন্ডারের মাধ্যমে গাছ বিক্রি করতে হবে । টেন্ডার ছাড়া কেউ গাছ কাটতে পারবে না ।
প্রশ্ন যদি আপনে করেন তাইলে তো আপনারেই ধরুম নাকি ? হাসলেন ক্যান বুঝি নাই
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ফকদনপুর গ্রামে ব্যবসায়ী আবুল কালাম আজাদের আম বাগান একদল সন্ত্রাসী প্রায় ২ ' শ গাছ কেঁটে ফেলে দিয়েছে । পুলিশ সুত্রে জানা যায় , গত শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার ফকদনপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদের বাগানে সেলিম , আইয়ুব আলী , আইনুদ্দিন , পরাগ , আব্দুল রহমান , আব্দুল জব্বার , নুরুল , সহিমউদ্দিনসহ ২০ / ২৫ জনের একদল সন্ত্রাসী প্রায় ২ ' শ আমসহ অন্যান্য গাছ কেঁটে ফেলে । সন্ত্রাসীরা দীর্ঘ দিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল । আবুল কালাম আজাদ চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তাকে প্রকাশ্য মেরে ফেলার হুমকি দেয় । এ ঘটনায় আবুল কালাম আজাদ বাদী হয়ে ঠাকুরগাঁও থানায় সেলিম , আইয়ুব আলী , আইনুদ্দিন , পরাগ , আব্দুল রহমান , আব্দুল জব্বার , নুরুল , সহিমউদ্দিনসহ ২০ জনকে আসামী করে গতকাল শনিবার ঠাকুরগাঁও থানায় একটি মামলা দায়ের করে । রহিমানপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নুকে জানায় ।
২০০৬ সাল । আমি তখন দৈনিক আমার দেশ পত্রিকার ফান সাপ্লিমেন্ট ভিমরুল এ কাজ করি । বিভাগীয় সম্পাদক আহসান কবিরের পর ভিমরুলের সব জুট ঝামেলা আমাকে সামলাতে হয় । সে সময় মাথায় হুলিয়া নিয়ে ঘুরে বেড়ানো জনপ্রিয় ( তখন জনপ্রিয় ছিলেন না ; জনপ্রিয় হবার পথে ছিলেন ) কার্টুনিস্ট আরিফ বেশ কিছু কার্টুন পাঠায়্ . . .
তিনি অন্যান্য দেশের অন্যান্য লাইব্রেরীর সাথে আয়াতুল্লাহ মারাশির পাঠাগারের সম্পর্ক ও সহযোগিতা বিষয়ে বর্ণনা করে আরো বলেন : আভ্যন্তরীণ ছাড়াও বিশ্বের ৪০০ পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সাথে এ পাঠাগারটির যোগাযোগ রয়েছে ।
. . . মাকে আমার পড়ে না মনে । শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কী সুর গুনগুনিয়ে কানে আমার বাজে , মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে । মা বুঝি গান গাইত আমার দোলনা ঠেলে ঠেলে - মা গিয়েছে , যেতে যেতে গানটি গেছে ফেলে । মাকে আমার পড়ে না মনে । শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলিবনে শিশির - ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে । কবে বুঝি আনত মা সেই ফুলের সাজি বয়ে - পূজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে । মাকে আমার পড়ে না মনে । শুধু যখন বসি গিয়ে শোবার ঘরের কোণে , জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে - মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে । কোলের পরে ধরে কবে দেখত আমায় চেয়ে , সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে । . . .
রুমানা on মাত্র ২ হাজার টাকা দামের …
স্থানীয় সূত্রে জানা যায় , শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ১৪ / ১৫ জনের সশস্ত্র ডাকাতদল মাগুরা শহরতলীর মোল্লাপাড়ার জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী গোলাম মওলা মোল্লার বাড়িতে গ্রিল ভেঙে ডাকাতি করে । এ সময় অস্ত্রের মুখে তারা মওলা মোল্লাকে লাঠিপেটা করে আহত করে । পরে তাকে ও তার স্ত্রীকে বেঁধে ঘরের আলমারি ভেঙে ৩৫ ভরি স্বর্ণ - নগদ ৭৫ হাজার টাকা নিয়ে যায় ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মাসুদুল আলম জানান , " শনিবার রাত ১১টার দিকে গাংনী উপজেলার বামুন্দী এলাকা থেকে নয় ব্যবসায়ী গরু কেনার জন্য ট্রাকযোগে নিলফামারী জেলার উদ্দেশে রওনা দেন । এ পর্যায়ে উপজেলার ঐ মোড়ে পৌঁছামাত্র ডাকাতরা কলাগাছ রাস্তায় ফেলে ট্রাক থামিয়ে তাদের কাছে থাকা প্রায় ৬ লাখ টাকা লুটে নেয় । তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ডাকাতদের মূলহোতা জাহাঙ্গীর , রশিদ , ট্রাক চালক দ্বীন মোহাম্মদ ও হেলপার আলমগীরকে গ্রেফতার করে । এ সময় ট্রাক ( নং - কুষ্টিয়া - ট - ১১ - ০০৩৬ ) টিও আটক করা হয় । গ্রেফতারকৃতরা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে । "
তবে মেরী বেগমের ভাই আব্বাস জানান , বিয়ের পর থেকেই সুজন ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে আসছিল । যৌতুক টাকা দিতে না পারায় ২৫ জুন তার বোনকে নির্যাতন করা হয়েছে । ঐ সময় মেরীর কোল থেকে বাচ্চা কেড়ে নিয়ে তার স্বামী সুজন আছড়িয়ে মেরে ফেলেছে ।
পটুয়াখালী , ১৯ জুন : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উচ্চজোয়ার ও ভারি বর্ষণের ফলে জমে যাওয়া পানি পটুয়াখালী জেলার নিম্নাঞ্চল থেকে নামতে শুরু করেছে ।
মাসিক মদিনা কম্পিউটার জগৎ ভ্যানগার্ড বিডি নিউজ ২৪ বাংলানিউজ২৪
লেখক বলেছেন : আসল প্রিন্ট দেখলে আরো পাগল হইয়া যাইতেন ! আপলোড ক্রছি ৫০ মেগা , ইউটিউব থেকে নামাইতে গিয়া দেখি ১০ মেগা বানায় রাখসে !
গত মঙ্গলবার মধ্যরাতে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের হাবিদপুর গ্রামের এক ভাড়াটিয়া বাড়ীতে এ ঘটনা ঘটে । জানা যায় , জাউয়াবাজার গ্রামীন ব্যাংক কর্মকর্তা ডলি রানী দাস দীর্ঘদিন থেকে হাবিদপুরের তুরস্ক ভবনে ভাড়াটিয়া বাড়ীতে থাকেন । তাদের বাড়ী মৌলভীবাজার জেলার বড়লেখা থানার দিতিয়ার দেহী গ্রামে । গত মঙ্গলবার মধ্যরাতে ২ জন দূর্বৃত্ত বাড়ীর দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় ডলি রানী ও তার ভাশুরের মেয়ে মিলিকে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায় । তাদের চিৎকারের পাশ্ববর্তী বাড়ীর লোকজন তাদেরকে প্রথমে কৈতক হাসপাতালে ভর্তি করে । পরে অবস্থার অবনতি হলে গতকাল বুধবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কিশোরী মিলি মারা যায় । তবে এ ঘটনার ঘটনার কারণ জানা যায়নি । থানার ওসি শাহজালাল মুন্সি বলেন , পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । নিহত কিশোরীর লাশ ময়না তদন্তের পর এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
বনোয়ারির ছেলে - ভালোবাসা অত্যন্ত প্রবল । যাহা কিছু ছোটো , অক্ষম , সুকুমার তাহার প্রতি তাহার গভীর স্নেহ এবং করুণা । সকল মানুষেরই প্রকৃতির মধ্যে বিধাতা এমন একটা - কিছু দেন যাহা তাহার প্রকৃতিবিরুদ্ধ ; নহিলে বনোয়ারি যে কেমন করিয়া পাখি শিকার করিতে পারে বোঝা যায় না ।
গত বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর সেনবাগের ছমিরমুন্সিরহাট বাজারে বিএনপির উদ্যোগে বিরোধীদলীয় চীফ হুইপ আবেদিন ফারককে হরতাল চলাকালে ঢাকায় পুলিশের হামলায় গুরুতর আহত হওয়ার প্রতিবাদে এবং হামলাকারী এডিসি হারুন ও এসি বিপ্লবের বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের পদত্যাগের দাবীতে তার নির্বাচনী এলাকা . . . ( পুরো সংবাদ )
খুবি ' র পরিকল্পনা বিভাগের উপ - পরিচালক মাহবুবুস সোবাহানের পিতার ইন্তেকালে উপাচার্যের শোক
এতে কোন রাষ্ট্রের অনুমতি থাকলেই তা বৈধ হয়ে যাবে না । সুতরাং এর মাধ্যমে প্রাপ্ত অর্থও নিকৃষ্ট হারাম ।
বগুড়ায় দুই শিক্ষকের বাড়ি থেকে ১শ ' বস্তা সার উদ্ধার
ওসমান আলীর বাবা মৃত অহিদ প্রামানিক আর মা মৃত অভরুন বেওয়া । দুই ভাই আর এক বোনের মধ্যে ছোটবেলা থেকেই ওসমান ছিলেন সাহসী ও চঞ্চল প্রকৃতির । দুষ্ট প্রকৃতির ওসমান ১০ বছর বয়সে হঠাৎ করে টাইফয়েড রোগে আক্রান্ত হন । টাইফয়েড থেকে সেরে উঠলেও তার চোখ চিরতরে অন্ধ হয়ে যায় ।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন আল রশীদ বলেন , এ মক্কাইন ( দুদস ) থেকে আমি শিক্ষা লাভ করেছি । মুরাদনগরে এরূপ আরো ৮ / ১০টি সংগঠন গঠন করলে এলাকার আইন - শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ন থাকবে বলে আশাবাদী । যার মাধ্যমে যার যার এলাকায় সন্ত্রাস , চুরি , ডাকাতি , ছিনতাই , চাঁদাবাজি ও ইভটিজিংয়ের মতো খারাপ কাজ সমাজ থেকে মুক্ত করা সম্ভব । তিনি মক্কাইন ( দুদস ) দূর্নীতি দমন সহায়ক সংগঠনটি সঠিক ভাবে পরিচালনার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন । মক্কাইন ( দুদস ) সংগঠনের সভাপতি হাজী মানিক মিয়া জানান , মধ্যনগর , করিমপুর , কাশিপুর , ইউসুফনগর ও নেয়ামতপুর এ ৫টি গ্রামের সমন্বয়ে অত্র এলাকায় চুরি , ডাকাতি , দূর্নীতি , সন্ত্রাস , চাঁদাবাজি , ছিনতাই , রাহাজানি ও ইভটিজিং প্রতিরোধে এ সংগঠনটি করা হয়েছে । সংগঠনটি এক বৎসর পূর্ন হওয়ায় এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় । সংগঠনের নেতৃবৃন্দ করিমপুর থেকে বইদ্দার বিল দিয়ে মুরাদনগর পর্যন্ত একটি রাস্তা করার দাবি জানান , ফলে সেখানে প্লাবন ভূমিতে মাছ চাষ করে এলাকার বেকার যুবকদের কর্ম - সংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূরীকরনের কথা বলা হয়েছে ।
মিঞা , দিলেন তো মজা নষ্ট কইরা । তবে জটিল জিনিস । রুমেল ভাই , হিমু ভাই পর্যন্ত দেইখা টাশকি খাইছে । যাইহোক , এইটা উইন্ডোজ ডিস্ক ম্যানেজার এর কেরামতি । লাগবে নাকি কারো ? পীর টাইপ পাবলিক নাকি ১০টাকার নোট কে ১০০টাকা বানাতে পারে । আমি ৮০গিগা হার্ডডিস্ক কে ৩টেরা বানায়ে ফেলছি ।
হুম , তাইতো এই টপিকে তো আমারও কোন কমেন্ট নাই দেখছি অবশ্য শুভ ভাইয়ের তোলা ছবি বরাবরই অনেক ভালো হয় আর আমি বরাবরই কমেন্ট করার কিছু খুজে পাই না ।
গত ২৯ মার্চ নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাই স্কুলে বার্ষিক সাহিত্য ও সাস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে আফসানা মিম , আফরিন সুলতানা , মানসী চৌধুরী , জগেজ্যাতি ঘোষ , অর্পিতা সরকার প্রমুখ । নৃত্য পরিবেশন করে , তানজিনা রহমান , সিনথিয়া রহমান , নুশরাত তাসনিম , আব্দুল ওয়াহাব , দেবজ্যোতি তালুকদার । অভিনয় করে , শাপলা , খাদিজা , উম্মে হানি যুথি প্রমুখ । স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাউছুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন , নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনার পরিচালক হারেছ আলীর স্ত্রী মাহবুবা আলী , বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক ( প্রশাসন ) হাবিবুর রহমানের স্ত্রী রোজি আহমেদ । মোজাম্মেল হক , লালপুর ( নাটোর ) সংবাদদাতা
অভিযোগ উঠেছে , এই ঘটনায় জাপা নেতাদের মধ্যে ৮ লাখ টাকায় আপোষরফা হয়েছে । নাম প্রকাশ না করার শর্তে জেলা জাতীয় পার্টির কয়েকজন নেতা জানান , জেলা জাতীয় পার্টির কতিপয় নেতা এমপি বদির কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে নীরব ভূমিকা পালন করছেন । তবে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তারেক অর্থগ্রহণের অভিযোগ অস্বীকার করে বলেছেন , ঘটনা সরেজমিন তদন্তের জন্য জাপার ৪ জন ও আওয়ামীলীগের ৪ জনসহ মোট ৮ জনের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে । কমিটির সদস্যরা কাল বুধবার টেকনাফের শাপলাপুর পরিদর্শনে যাবেন । এরপর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে । অপরদিকে আহত শিক ও টেকনাফ জাতীয় পার্টির নেতা আবুল মনজুর কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । উল্লেখ্য , টেকনাফের বাহারছড়া ইউনিয়ন ওলামা লীগের সভাপতি মাওলানা আজিজউদ্দিন তার দলবল নিয়ে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে শামলাপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ দখল করতে গেলে প্রধান শিক মাষ্টার মনজুর আলম ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাইফুল্লাহ কোম্পানীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জবর দখলবাজদের বাধা দেন । এসময় স্থানীয় পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরাও জবর দখলবাজদের বাধা দেয় । পরে ঘটনাটি মীমাংসা করে দেওয়ার কথা বলে প্রধান শিক মাষ্টার মনজুর আলম ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাইফুল্লাহ কোম্পানীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের ডেকে টেকনাফের একটি হোটেলের ছাদে নিয়ে গিয়ে এমপি বদি নিজ হাতে মাষ্টার মনজুর আলমকে বেধড়ক মারধর শুরু করেন । এসময় বাধা দিতে গিয়ে এমপি বদি ও তার লোকজনের হাতে নাজেহাল হন খোদ আওয়ামীলীগ নেতা সাইফুল্লাহ কোম্পানীও । প্রায় পৌনে এক ঘন্টা ধরে মারধরের পর মাষ্টার মনজুর আলমকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে । পরে চাপের মুখে রবিবার রাত সাড়ে ৮টার দিকে ছেড়ে দেয় পুলিশ । থানা থেকে মুক্ত হওয়ার পর মাষ্টার মনজুর আলমকে কক্সবাজারে এনে সদর হাসপাতালে ভর্তি করা হয় । এই ঘটনার প্রতিবাদে এমপি বদির গ্রেফতার দাবী করে রবিবার ও সোমবার শহরে বিােভ মিছিল করে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন । টেকনাফের এমপি বদির হাতে আহত মাষ্টার মনজুর আলম টেকনাফ উপজেলা মাধ্যমিক শিক সমিতির সভাপতি এবং টেকনাফ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ।
বাংলা ব্লগ : মার্চ ২৬th , ২০১১ at ২ : ৫৮ অপরাহ্ণ
খুলনা , ১১ জুলাই : সন্ত্রাসীদের বোমা হামলায় নড়াইল জেলার কালিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিঠুর হাতের কব্জি উড়ে গেছে । ঘুমন্ত অবস্থায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে বোমা ও গুলি করে । হামলায় তার স্ত্রী রিনা পারভিনও আহত হয়েছেন । সোমবার ভোররাতে সন্ত্রাসীদের হামলায় আহত স্বামী - স্ত্রীকে . . . . বিস্তারিত »
মেহেরপুর , ৭ জুলাই : মেহেরপুরের গাংনী উপজেলায় বৃহস্পতিবার দিবাগত রাতে এক বাড়িতে ডাকাতির পর বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা । বিস্ফোরণে ওই বাড়ির পাঁচজন আহত হন । পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাশের বাড়ি থেকে ডাকাতদের ফেলে যাওয়া অস্ত্র ও বোমা উদ্ধার করেছে ।
কক্সবাজার , ২৬জুন : কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরে নদী পার হতে গিয়ে এক যুবকের মৃত্যু ও একজন গুরুতর আহত হয়েছেন । রোববার সকাল ১০টায় ইসলামপুর খালে এ ঘটনাটি ঘটে । নিহত যুবকের নাম জাহাঙ্গীর আলম ( ২৮ ) । তিনি ফুলছড়ি গ্রামের ইবনে আমিনের পুত্র । প্রত্যক্ষদর্শীরা জানান , রোববার সকালে . . . . বিস্তারিত »
আরো খানিকক্ষণ ভাবিয়া দামিনী আমাকে বলিল , তুমি তো আমাকে জান ?
আমি সবার লেখা পড়ি এবং মাত্রা অনুযায়ী ভোট দেই . . . . কিন্তু কমেন্ট করি না . . . . . তার কারণ - গল্প কবিতা থেকে এত্তো বেশি বেশি update আসতে থাকে যে আমার inbox ভরে যায় . . . আর আমার mail account office এর কাজে use করি . . . . তাই কমেন্ট avoid করি . . . .
৫ . শায়খ মুহিউদ্দীন মুহাম্মদ বিন কাসিম ( আখাওয়াইন ) হানাফী রাহ . ( ৯০৪ হি . ) । তার কিতাবের নাম
শহীদ মিনার থেকে ফেরার পথে এক ছাত্রীকে পেটাল ছাত্রলীগ কর্মীরা
l স্যুয়ারেজ লাইন এবং ওয়াসার লাইনে লিকেজ হওয়ায় দুর্গন্ধযুক্ত খাবার পানি । এলাকার প্রায় অর্ধেক স্যুয়ারেজ ও পানির লাইন বহু পুরানো ।
আই আম কোয়াইট শিওর শর্মা বলদা ইস ওয়াক্ত পাকি ধন চাটতে বিজি হ্যায় ।
এইখানে কাহিনী ঘটছে । যেই সাইট থেকেই গানটা নামাই সেই সাইটেই দেখি গানের মাঝে মাঝে সাইটের নাম ট্যাগ করা । মেজাজ পুরা গরম । এলবামটা টাকা দিয়ে কিনতেই হবে । প্রায় ৩ বছর পর একটা এলবাম কিনতে যাচ্ছি
খুলনা , ১০ জুলাই : পুলিশের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান সভাপতিসহ ১৮ আইনজীবী । রোববার সকালে তারা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্বপন কুমার সরকারের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন । আদালত শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তাদেরকে জামিন দেন । খুলনা থানার এস আই পুষ্পেন দেবনাথ গত বৃহস্পতিবার রাতে ২০ জন আইনজীবীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৩০ / ৪০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন । মামলায় অভিযুক্ত করা হয় জেলা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ হোসেন রনি , সাবেক সভাপতি আব্দুল্লাহ হোসেন বাচ্চু , এস আর ফারুক , জিল্লুর রহমান , গোলাম মওলা , মাহফুজুর রহমান মফিজ , শেখ হাফিজুর রহমান , আবুল হোসেন হাওলাদার , লতিফুর রহমান লাবু , ইমাম হোসেন , মাসুদ , কবির হোসেন , লস্কর শাহ আলম , আনিস , রফিকুজ্জামান , অনুরাগ ব্যানার্জি , রেজাউল , রকিব , শহিদুল ইসলাম এবং নূরুল হাসান রুবাকে । এদের মধ্যে জিল্লুর রহমানকে পুলিশ শনিবার রাতে নগরীর সাউথ সেন্ট্রাল রোড থেকে গ্রেফতার করে । তবে রকিব নামে খুলনা বারে কোনো আইনজীবীর সন্ধান মেলেনি । এজাহারে বাদি অভিযোগ করেন , গত ৬ জুলাই হরতাল চলাকালে খুলনা জেলা জজ কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে হরতাল সফল করতে আইনজীবীরা লাঠি - সোটা , ইট - পাটকেল নিয়ে জঙ্গি মিছিল সহকারে মারমুখি ও আক্রমণাত্মাক ভঙ্গিতে অবস্থান করে । তাদের এ অবস্থানের ফলে জনসাধরণের চলাচলে বাধা সৃষ্টি হয় । তারা এ সময়ে মারমুখি আচরণ করতে থাকে এবং যানবাহন ভাঙচুরের চেষ্টা করে । খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তাদেরকে গালাগাল করে , ইট - পাটকেল ছুঁড়ে মারে , লাঠি দিয়ে আঘাত এবং কিল ঘুষি মেরে আহত করে । জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ হোসেন রনি জানান , ৬ জুলাই হরতাল চলাকালে পুলিশ প্রেস ক্লাবের সামনে থেকে অ্যাডভোকেট মশিউর রহমান নান্নুকে অন্যায়ভাবে গ্রেফতার করে । এর প্রতিবাদে দুপুরে আইনজীবীরা আদালত এলাকায় শান্তিপূর্ণভাবে মৌণ মিছিল বের করে । মিছিলটি কোর্ট চত্ত্বর প্রদক্ষিণের সময় পুলিশ অতর্কিতে ঘটনাস্থলে পৌছে এবং এসি আলিমুজ্জামান , ওসি কামরুজ্জামান , এসআই পুষ্পেন দেবনাথ , ইন্সপেক্টর শাহজাহানের নেতৃত্বে বিনা কারণে আইনজীবীদের ওপর হামলা চালানো হয় । বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতির জরুরি সভায় দায়ি পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারী মামলা করার সিদ্ধান্ত নেয়া হয় । এ খবর জানতে পেরে পুলিশ তড়িঘড়ি করে সন্ধ্যার পরে থানায় মামলা করলেও দুপুরে মামলা রেকর্ড হয়েছে বলে দেখানো হয় । রোববার জামিনে আবেদন করা হলে আদালত জামিন মঞ্জুর করেন । তিনি জানান , খুব শিগগিরই পুলিশের বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারী মামলা হবে । বার্তা২৪ ডটনেট / ইএম
বিভাগীয় সম্পাদক ; কচি - কাঁচার আসর , দৈনিক ইত্তেফাক , ৪০ কাওরান বাজার , ঢাকা - ১২১৫
বই আমার প্রার্থনা - আরাধনা - স্বপ্ন - সাধনা আর বইমেলা উৎসব আনন্দ আমার ভালবাসা । তবে বাংলা একাডেমীর একুশের বইমেলা ফেব্রুয়ারি বইমেলা এ আমার চেতনা অঙ্গীকার - অধিকার - এ এক প্রাণের মেলা বাংলা ভাষা সাহিত্য - সংস্কৃতির বিজয় মেলা । এইমেলা শুধু গ্রন্থমেলা বা নতুন গ্রন্থের প্রকাশনাই শুধু নয় , নতুন পথের শপথের সন্ধান মেধা - মনন - জ্ঞানের উদার অনুভূতি ভালোলাগা প্রেম এবং বিস্ময় । আমার স্মৃতিতে কবি জসীম উদ্দীন - সুফিয়া কামাল - হাসান হাফিজুর রহমান , সানাউল হক , শামসুর রহমান , শওকত ওসমান , মাযহারুল ইসলাম , মাহবুব উল আলম চৌধুরী , নীলিমা ইব্রাহিম , আবু জাফর ওবায়দুল্লাহ মোহাম্মদ মনিরুজ্জামান , কামরুল হাসান , কলিম শরীফ , কতোজনের সঙ্গে এই বইমেলায় হেঁটেছি , আড্ডা সংগ্রামে আন্দোলনে উদ্দীপ্ত উচ্চকিত হয়েছে হুমায়ুন আজাদ , খালেদা এদিব চৌধুরী , সমুদ্রগুপ্ত , রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ , ত্রিদিব দস্তিদার তাঁদের বইমেলায় খুঁজি স্মৃতি হাতরে ফিরি আবার আলোড়িত আলোকিত হই - শানিত হই মহাকাল । বইমেলায় বই প্রকাশক , পাঠক , লেখক শ্রোতা দর্শক সব একাকার হয়ে যাই নতুন চিন্তা সৃষ্টি সৃজন আর বাহান্নে একাত্তরে ফিরে যাই বার বার । ফিরে আসি বারবার মাইকেল , রবীন্দ্রনাথ , নজরুল , জীবনানন্দ , সুকান্তে আর বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মধন্য বাংলা ভাষা । বাংলাদেশ আমাদের অহংকারে উজ্জীবিত হয় বইমেলায়
লিখেছেনঃ ইমতিয়াজ মাহমুদ তারিখঃ ০৮ / ০৩ / ২০১০ · 17 টি মতামত
রাজধানীর পল্লবীর কালসী এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে সজীব হোসেন ( ২২ ) নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন । তেজগাঁওয়ে উদ্ধার হয়েছে গৃকর্মীর লাশ । এদিকে মতিঝিলে ব্যবসায়ী দুই ভাইকে কুপিয়ে বাসায় ডাকাতি হয়েছে ।
@ ফারমার , বিচ্ছিন জনগন কোন শক্তি না । তারা কিছু করতে পারে না । দরকার একটা প্লাটর্ফম । সেটা এই মুহূর্তে অনুপস্থিত আর সেটা একদিনে হয় না । ফলে সুশীল আর জেনারেলদের খেলা দেখা ছাড়া জনগনের বেশি কিছু করার নাই আপাতত ।
খোজ নিয়ে জানা যায় , তিতাস উপজেলার গোমতী পাড়ের গ্রামগুলো থেকে বিগত এক যুগে ৫ - ৬ ' শ লোক বসতবাড়ি ও ফসলি জমি হারিয়ে অন্যত্র চলে গেছে । গোমতীর এ ভয়ঙ্কর থাবায় কয়েক বছরের স্মৃতি বলতে গিয়ে দণি নারান্দিয়া পশ্চিমপাড়ের আবু কালাম জানান , তার পিতার ৩৩০ শতাংশ জমি ও বসতবাড়ি নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে । এছাড়া তার ও তার ভাই আবুল বাসারের যে অল্পটুকু বসতবাড়ি আছে তাও এবছর আস্তে আস্তে ভেঙ্গে যাচ্ছে । তিনি জানান , গত ১৯৮২ সাল থেকে সাবেক দাউদকান্দি বর্তমানে তিতাস উপজেলার বিভিন্ন অংশ ভাঙ্গা শুরু হয় যা অদ্যাবধি চলমান রয়েছে । তিনি লোক দেখানো ব্যবস্থার পরিবর্তে ভাঙ্গন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন । এলাকাবাসীর বক্তব্য , বিগত মৌসুমগুলোতে পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন স্থানে ইটের ব্লক , বালির বস্তা ফেলা ও ডুবন্ত বাঁশ নির্মাণ ছিল প্রয়োজনের তুলনায় নগণ্য । স্থানীয়ভাবে লোকজনও বাঁশের বেড়া ও নানা কিছু ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা চালাচ্ছে । কিন্তু উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে ভাঙ্গন থামছে না ।
বুকের ব্যথা কাউকে দেখানো যায় না কষ্টের কথা বলি না
আর কি বলব । এরকম হাজারটা কারণ দেখানো যায় যার কারণে উইন্ডোজ আমাকে প্রতিনিয়ত হতাশ করে চলছে । শেইম অন মাইক্রোসফট , শেইম অন উইন্ডোজ ডেভেলপারস এন্ড ইউজার্স ! শেইম !
" আপনার ডেস্কটপ জট্টিল ১০ / ১০ " কারণ টা কেমন কেমন লাগলো ।
কমেন্টাইছেন : হারু » ১২ জুন , ২০১১ , রবিবার , ২৩ : ১০ শেষভাগ কোন বালের যুক্তি দেখাইতসস তুই এখানে . . . দুলাল ভাইয়ের দুইটা মন্তব্যের একটারও ঠিক মত জবাব দিতে পারলি না . . .
সাহিত্য - মানস ধারাজলের মতো । পাষাণও রুদ্ধ করতে পারে না তার পথ । মাটির গভীরে গিয়ে ঠিকই উদগম ঘটায় সৃজনশীলতার চারাগাছটি । এ রকম নান্দনিক মন - কুঁড়ি বিকশিত হতে পারে পৃথিবীর যে কোন প্রান্তের জল - হাওয়ায় । আমরা যারা অগণিত নদী আর অনেক সমুদ্র পার হয়ে আমেরিকায় এসেছি , দেশপ্রীতি আর দেশের আলো - বাতাসও এনেছি সঙ্গে করে । যেখানেই আমরা , বাঙালিত্বের ছাপ সেখানেই । কি পোশাকে , কি খাবার - দাবারে আর কি চলায় - বলায় । মনে হয় এ দেশের পথের পাশে বাংলার দূর্বাঘাস , ধুতরা - ফুল , বাবলা আর বকুল গাছের দোলায়িত ব্যাকুলতায় দুলে ওঠে আমাদের হূদয় । পৃথিবীর কত দেশের মানুষই আছেন এই দেশে । তাদের ভাষার সংবাদপত্র বা সাহিত্যচর্চার চাঞ্চল্য তো তেমন চোখে পড়ে না । মনে হয় এই একটি কথাই দিনের আলোর মতো বলে দেয় আমাদের পরিচয় বাঙালির স্বকীয়তা । আমেরিকার সাহিত্যচর্চার সবচেয়ে অবাধ মুখপত্র হচ্ছে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাগুলোর সাহিত্যপাতা । এই পাতা খুললে মনে হয় আমার বাংলার অগণিত প্রাণ তাদের হূদয়ের রক্তে লিখেছেন উজাড় করে । চেনা - জানা পরিচিত সুবাসের ফুলের মাঝখানেও সুগন্ধী রকমারি বনফুলের সুবাস আসে গুচ্ছ গুচ্ছ কবিতা থেকে । আলতো করে পাতা উল্টানোয় ফুলগুলোর সতেজ স্নিগ্ধ ঘ্রাণ অনুভব করি । কত নাম , কত হূদয়মন্থিত সব পঙ্ক্তিমালা । প্রেম , দেশপ্রেম , পাওয়া - না পাওয়ার বেদনাঘন আর্তিতে পুষ্পিত সব পঙ্ক্তি । এসব কবিতা , গল্প বা লেখা মানদণ্ডের মানরেখার কতটুকু কাছে বা দূরে সে বিচারে যাওয়ার পক্ষপাতী আমি নই । আমি উপভোগ করি এসব হূদয় - উৎসারিত কথামালা । তাদের মনোভূমির সবুজ উপত্যকা , ঘাসফুল , মনো - নদীর জলের সঙ্গীত - মুখর কল্লোলই কাবু করে আমাকে । সাপ্তাহিক পত্রিকাগুলোর মধ্যে অন্যতম হল , ' ঠিকানা ' , ' বাংলা পত্রিকা ' , ' বাংলাদেশ ' , ' এখন সময় ' ও ' বাঙালী ' । সুখের কথা , অধিকাংশ সাপ্তাহিক , সাহিত্য - পুষ্পের চারাগুলোয় অকৃপণ জল সিঞ্চন করছে । আগ্রহ , প্রেরণা আর উৎসাহের উৎসমূলে উর্বর মৃত্তিকার যে জোগান দিয়ে চলেছে তা মুগ্ধকর । যেসব সাহিত্য পত্রিকা বা কবিতার কাগজ পরবাসের এই বৈরী হাওয়ায় দেশজ সাহিত্য ও নন্দনতত্ত্বের বাতাবরণ বিলোতে সক্ষম হয়েছে তাদের প্রচেষ্টা প্রশংসারও অধিক । কবি শামস আল মমীনের সম্পাদনায় একসময় ( ১৯৯৭ - ৯৮ ) কবিতাবিষয়ক কাগজ ' আকার ইকার ' প্রকাশিত হতো নিউইয়র্ক থেকে । মৌলিক রচনার পাশাপাশি অনুবাদ - কবিতা সম্ভারে ভরে থাকত এর পাতাগুলো । কবিতা জায়গা পেত শেখ সিরাজুল ইসলাম সম্পাদিত ম্যাগাজিন ' স্বদেশ ' - এ ( আকার ইকারের সমসাময়িক ) । সে সময় মুহিত চৌধুরী সম্পাদনা করতেন সাহিত্য - সংস্কৃতিবিষয়ক ত্রৈমাসিক ম্যাগাজিন ' শিকড় ' । এর সহ - সম্পাদক ছিলেন কবি মালেক ইমতিয়াজ । ২০০০ সালের দিকে আফরোজ পারভীনের সম্পাদনায় প্রকাশিত বিনোদন ম্যাগাজিন ' আনন্দ ' প্রকাশ করত কবিতা , গল্প ও ধারাবাহিক উপন্যাস । নিউ ইয়র্ক থেকে ১৯৯৭ সালে যাত্রা শুরু করে কবি হাসান আল আবদুল্লাহ সম্পাদিত আন্তর্জাতিক দ্বিভাষিক কবিতার কাগজ ' শব্দগুচ্ছ ' । ইংরেজি ও বাংলা উভয় ভাষায় প্রকাশিত কবিতাগুলো বাংলা কবিতার বিশ্বায়নে অনন্য ভূমিকা রাখছে । দীর্ঘ এক যুগ ধরে এই নন্দিত পত্রিকাটি বৈশাখের বাতাসের মতো উদ্দামতা নিয়ে আমেরিকায় শুধু নয় দুই বাংলার কবিতার অঙ্গনে রয়েছে দারুণভাবে । সম্প্রতি কবি নাজনীন সীমন ' এনওয়াইনিউজ৫২ডটকম ' নামে একটি অনলাইন পত্রিকা সম্মাদনা করছেন । এতে সাহিত্য বিভাগে ছাপা হয় কবিতা , গল্প বা সাহিত্য - আলোচনা । ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি থেকে প্রকাশিত হয় মাসিক ' পড়শী ' ( বর্তমানে অনলাইন ) । গল্প , কবিতা , সমসাময়িক বিষয় , রাজনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন নিয়ে সাজানো থাকে এর প্রতিটি সংখ্যা । যাদের সাহিত্যকর্ম ও কবিতাপুঞ্জের আলোয় আমেরিকার দিগন্ত ঝলমলে হয়ে আছে তাদের মধ্যে কবি শহীদ কাদরী অগ্রগণ্য । আছেন ড . জ্যোতিপ্রকাশ দত্ত ও দিলারা হাশেম । আরও যারা শত ব্যস্ততা আর প্রতিকূলতা পেরিয়ে নিরলস কবিতাচর্চায় নিরত তারা হলেন কাজী ফয়সাল আহমেদ , শামস আল মমীন , হাসান আল আবদুল্লাহ , সলিমুল্লাহ খান , ফখরুজ্জামান চৌধুরী , তমিজউদ্দীন লোদী , ফকির ইলিয়াস , খন্দকার জাহাঙ্গীর , আমিনুর রশীদ পিন্টু , বদিউজ্জামান নাসিম , ইকবাল হাসান , আলম খোরশেদ , মঈনউদ্দিন মুনশী , মালেক ইমতিয়াজ , যোহরা হাসীন , ওমর শামস , রুকসানা রূপা , নাজনীন সীমন , ফারহানা ইলিয়াস তুলি , ফারুক আজম , সৈয়দ কামরুল , এহসান ইমদাদ , হোমায়রা আহমেদ , রবিউল হাসান , সালাউদ্দিন আহমেদ , ফরিদা সরকার , সৌম দাশগুপ্ত , সোহেল হামিদ , মুহিত চৌধুরী , সুরাইয়া খানম , ফেরদৌস সাজেদীন , ধনঞ্জয় সাহা , ফরিদা মজিদ , হায়দার খান , মনি মোজাম্মেল , আবু সাঈদ শাহীন , ফখরুল আজীজ , আবদুল্লাহ ফিরোজ , মুনিয়া মাহমুদ , নাজিমউদ্দীন নাজিম , অনন্ত আহমেদ , অসীম কুমার সাহা , হাসান আহমেদ , এম আকাশ প্রমুখ । সাহিত্যের অন্যান্য শাখা যাদের ফল - ভারে আনত তারা হলেন প্রাবন্ধিক হাসান ফেরদৌস , গবেষক ড . মুহাম্মদ আবুল কাশেম ও উপন্যাসিক মোজাম্মেল হোসেন মিন্টু প্রমুখ । মনে করি সাহিত্যের দেশ সীমানা - সিদ্ধ নয় । বাতাস আর মেঘের মতোই অবাধ ও অনাবিল এর চলা । এক্ষেত্রটি অভিবাসে আরও সমৃদ্ধ হতে পারত যদি সম - মানসের মানুষের মধ্যে নদী - সমুদ্রের সম্পর্ক সমাসীন থাকত । এক আকাশের বৃষ্টি বাছ - বিচার করে বর্ষিত হয় না নির্দিষ্ট কোন জমিনে । জলজ ভালোবাসা সমান বিলিয়ে যায় তা । সাহিত্য - আকাশ তাই বাতাসের অদৃশ্য সীমারেখায় কে বাঁধতে পেরেছে ? তবুও কেউ কেউ স্ব স্ব বিশ্বাস আর পছন্দের বলয়ে বন্দি হতে চাচ্ছেন । দেশের বাইরে বৃহত্তর অঙ্গনে দিনে দিনে ভরে উঠছে সাহিত্য - ফসলের গোলাঘর । তাতে সবার রয়েছে তিল তিল অবদান । কারও কারও এসব বিষয়ের লেখাতেও একমুখিনতা দেখতে পাওয়া যায় । এ রকম দীনতা থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে আমাদের । তবেই আমেরিকার বাংলা সাহিত্য অন্যান্য দেশের সাহিত্যসেবীর মতো বাংলা সাহিত্যের সুবৃহৎ ভাণ্ডার সমৃদ্ধতর করে তুলতে আরও অধিক ভূমিকা রাখতে সক্ষম হবে । সাউথ ইসটন , ম্যাসাচুসেটস্ - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - রেজা নুর
রথযাত্রা বা রথদ্বিতীয়া আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান সনাতন ধর্মীয় উত্সব । ৩ জুলাই রোববার সারা দেশের মতো রাজধানী ঢাকায় এবারও যথাযথ মর্যাদায় শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উত্সব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও রথমেলা । ১১ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে ৯ দিনের এই অনুষ্ঠান শেষ হবে ।
সভায় জানানো হয় , বিদেশে বাংলাদেশ ৪৪টি রফতানি কাজে সহায়তা করছে । এর মধ্যে টোকিও , কায়রো , তেহরান , বেইজিং , ইসলামাবাদ , শিউল জাকার্তা , মাসকাট , থিম্পু , ত্রিপলি ব্রুনাই , মানামা , গত অর্থ বছরে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি ।
প্রজন্ম ফোরাম » সাহিত্য - সংস্কৃতি » ছড়া - কবিতা » আমি তোমায় ভালোবাসি
হদাই মো . ইয়াছিন মিলন ৮২ , আজিজ সুপার মার্কেট ( ৩য় তলা ) শাহবাগ , ঢাকা - ১০০০ ফোন : ০১৭১০২৮৯৮০৯ , ০১৯১৩৫৭০৯৯৯
মামলায় সাংসদ আব্দুল মান্নানের বিরুদ্ধে আয় বহির্ভূত ৫১ লাখ ৯৬ হাজার ৭৫০ টাকা ও তার স্ত্রীর বিরুদ্ধে ২০ লাখ ৪২ হাজার ২২০ টাকা অর্জন করার এবং এ সম্পর্কিত তথ্য গোপন করার অভিযোগ করা হয় ।
সোমবার দুপুর ১২টার দিকে মাগুরা - ঝিনাইদাহ মহাসড়কের ইছাখাদা দরগা গেটের সামনে নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে ।
দিনাজপুর , ৩ জুলাই : দিনাজপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে আম পাকানো হচ্ছে । এ কাজে ব্যবহার করা হচ্ছে বিষাক্ত ইতোফোন । এ রাসায়নিক দিয়ে পাকানো আমে দিনাজপুরের বাজার সয়লাব হয়ে গেছে । এসব ফল দেশের বিভিন্ন এলাকায়ও বিক্রি হয় । এতে মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি দেখা দিচ্ছে ।
Download XML • Download text