bpy-26
bpy-26
View options
Tags:
Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.
আজিম বখশ অহনকার দিনে পয়লা বৈসাক নববর্স উত্সব পালন করা অয় । এইটা অহন জাতীয় উস্সব অইয়া গেছে । এইটার লেইগা ডাকার বৈসিস্ট - বি অস্তে অস্তে আরায়া যাইবার লাগছে । আসলে পয়লা বৈসাক উস্সবটা মোসলমানগো মদ্যে ব্যবসায়ীগো উস্সব আর ইন্দুগো লেইগা দর্মীয় অনুস্টান । পয়লা বৈসাকের অনুস্টান কইরা ব্যবসায়ীরা আলকাতার কাম চালায় । আলকাতা অইল গিয়া আপনের পুরানা ইসাব শেস কইরা দিয়া নয়া ইসাব খুলা । ঢাকায় ইন্দুরা অগো দোকানপাট পরিস্কার করে আবার গদ্দি , চাদ্দর , বিছ্নাপত্তর - সবকিছুই বদলায়া ফালাইত । ইমুনকি অগো কাঠের বাখস - বি বার্নিস কইরা ফালাইত । মোসলমনরা মেলাত পড়াইত । আবার কেউগা কোরান খতম দিয়া নয়া খাতা সুরু করত । তহনকার দিনে খাতা আছিল লোম্বা আর লাল রঙের বান্দাইনা । মোসলমানরা খাতার উপরে আরবিতে বিসমিল্লা লেইখা সুরু করত । ইন্দুরা সিন্দুরের মদ্যে কাঁচা ট্যাকা দিয়া সিল মারত । অনেকে ডাকেস্বরী মন্দিরে যায়া পুরোহিতগো দিয়া কামটা করাইত । আবার অনেকে দোহানে পুরোহিতগো লিয়া আইত । দুই দর্মের মানুসগো লেইগাই নয়া বস্সরের পয়লা অনুস্টান কওয়া যায় । পুরানা সে পাইকারি খরিদদাররা সব পাওনা সোদ দিয়া নয়া অডার করত , আর নয়া খাতায় তাগো ইসাব খুলনের লেইগা নয়া কই ট্যাকা দিয়া যাইত । দোহানে দোহানে তহন মিঠাইর ছড়াছড়ি । যুগের লগে লগে এই সবের পরিবর্তন অয়া যাইবার লাগছে । পাকিস্তান বা বাংলাদেশ আমলতেই আগের সবকিছু বদলায়া বড় খানা - পিনার ব্যবস্তা সুরু অয় । দোহান বা ব্যবসা কেন্দ্রগুলিতে ঝাল্লর বা কাগজের নিসান দিয়া সাজানো অয় । ইমুনকি সামাজিকবাবে যেইটা আমরা ছোট্টকালে দেখছি , সব দোহানের সামনে কতহন বাজনা বাজাইত , এলা বকিসস লিয়া যাইতগা । পুরানা ডাকার নওবপুরের রতখোলা মোরে ৩০ সে চৈত্র ম্যালা বইত । আর পয়লা বৈসাকে লোয়ারপুলের ডালে ম্যালা বইত । এই ম্যালারে চিলপূজার মেলা কইত । ম্যালাটা ১ দিনই অইত । পরে জানযটের লেইগা মেলাটা ধূপখোলা মাঠে চইলা যায় । অস্তে অস্তে পেরায় বিলিন অইয়া গেছে । ছোটত্তেই আমরা পয়লা বৈসাকে আনন্দ - ফুর্তি করছি মাগার ট্যাকা - পসার খুব একটা জৌলুস তহন আছিল না । তহন দেকতাম , ব্যবসায়ীরা ছোট্ট পোলাপানগো ডাইকা ডাইকা মিঠাই খিলাইত । আমার দেহা কালাচান গন্দবনিক ( পাটুয়াটুলী ) ও সিতারাম ভান্ডারি । নবাবপুরে মরন চান , ফরাসগঞ্জে মিঠাইর দোহানগুনি আর চকবাজারের আলউদ্দিন সুইটমিট এগিনি ২ - ৩ দিন আগেত্তেই বুহুত রমরমা থাকত । সদরগাটের হকার মার্কেট , পাটুয়াটুলীর বিবেকানন্দ স্টোর , ঢাকেস্বরী বস্ত্রালয় , ইস্ট বেঙ্গল স্টোর - এই সব দোহানগুনিতে বুহুত মাইনসের সমাগম অইত । একসম ফরাসগঞ্জের পাইকারি মনিহারি ব্যবসার দোহান আছিল । এগিনির মইদ্যে একটা দোহানের নাম আমার অহন তুরুক মনে পড়ে । ওইটা অইলগিয়া এস , কে , দাস এন্ড সন্স । অগো ক্যাস বখেস সন্দর কইরা লেখা আছিল ' রুপায়ণে তুহীণ ' কেন লেখা আছিল মনে নেইক্যা । ফরাসগঞ্জের সিমিটের দুইটা বড় দোহানের কতা মনে পরে । একটা অইল গিয়া বিখ্যাত সাতারু ব্রজেন দাসের বাপের ' পাকিস্তান সিমেন্ট স্টোর ' । দেহানটাতে উচা সিড়ি দিয়া উঠন লাকত । গরের পেরায় আদা চোকিতে বিছ্না করা তাগো গদ্দি আছিল । আরেকটা অইতাছে গিয়া আপনের ' সিলেট লাইন কম্পাণী ' । এগিনি ছাড়া - বি শ্যামবাজারের কানু বাবুর আড়তে আমেগা দাওত করত । আমরা বুহুত আনন্দের লগেই ওহানে মিঠাই খাইতাম । ৫০ দসকের সম সাদারন মাইনসেরা দুই ঈদেই কাগজের গোল টুপি পিন্দা নমাজে যাইত । এই টুপি একবারই পিনবার পারত । মুরুুুব্বিরা তহন বেশিরবাগ রুমি টুপি পিনত । ঈদের নমাজ পইরা আমরা সপেত সপেতর বাইত যাইতাম । সব বাইত বাইত সেমই , পোলাও , কোরমা ও জর্দা খাইবার দিত । তহনকার দিনে ইন্দু - মোসলমান কোনো বেদাবেদ আছিল না , সপেতই সপেতর লগে কোলাকুলি করত । ফরাসগঞ্জ সরদার বাড়িতে হারা দিন মাইনসের আওন - যাওন আছিল । সবতেই মন খুশি কইরাই খাইত । ইন্দুগো মইদ্যে কেউগা আবার খালি সেমই খাইত । কোরবানির ঈদে অহনকার মতনই মোড়ে মোড়ে গরু - ছাগলের আট বইত না । রমনার মাঠে বড় গরু - ছাগলের আট বইত । হুসিন দালানে আট বইত আর রমতগঞ্জে গনি মিয়ার আট খুব নামকরা আছিল । গনি মিয়ার আটেই বিক্রমপুরের মীর কাদিমের সেরা গরুগিনি উটত । আমেগা ডাকা কেন্দ্রের ওই আমলে গরুর আটে ক্যাস - মেমো , যেটারে আসিল্ কইত , সেইটা অহনো আছে । তহনকার ডাকার বড় উস্সব আছিল ঈদে মিলাদুন্নবী । ডাকার পঞ্চাত কমিটিত্তে পরিত মহল্লার মজিদে বড় রহমের আয়োজন অইত । অহন তুরুক কোনো কোনো মহল্লায় এগিনি রয়া গেছে । ডাকার পঞ্চাতপ্রথা কবে সুরু অইছিল , এইটা ঠিক কওন যায় না । তয় মোগল আমলতেই বইলা দারনা করা যায় । ডাকা সহরটা একসম ২২ পঞ্চাতের মইদ্যে দিয়া ব্যবস্তাপনা করা অইত । যে কাগজপত্র পাওয়া গেছে , ওইটা দেইখা বুজন যায় , নব্রা এইটার সাংগঠনিক রূপ দিছিল । সম্ববত ১৯০০ সালের দিকে নব্ পরিবারের পরতিনিদি খাজা মোহাম্মদ আজম সাংবিদানিক পরদান আছিলেন । উনার লেখা ' দি পঞ্চাত সিসেটম অব ঢাকা ' একমাত্র বই । যেইটার মইদ্যে এর হদিস পাওন যায় । তয় পঞ্চাত সরদার সমিতির সবাপতি মীর্জা আবদুল কাদের সরদার বিসেস বুমিকা রাকছেন । ডাকায় চৈত মাসের সেসে ' শিব গৌড়ীর নাচ ' ছোটত্তেই খুব দেখতাম । রাইতে হেজাক লাইট লিয়া পুরুসরাই শিব ও গৌড়ি সাজত আর ডাকের তালে তালে নাচত । শিবের আতে একটা ত্রিসুল থাকত । ত্রিশুলের মাতায় কাঁচা আম লাগানো থাকত । পায়ে ঘুঙ্গুর থাকত । এই নাচের দলের লগে লগে ছোটত্তে ফরাসগঞ্জের জমিদারবাড়ির অন্দর মহলে যাওনের সুযোগ অইছে । পরতেক বাইত দুইটা কইরা পাক্কা আঙ্গিনা থাকত । নাচের পরে বাড়ির কর্তারা নাচদলকে কিছু ট্যাকা - পয়সা দিয়া দিত । তারা আমগো বাইত - বি নাচত আর আমেগা বাইত্তে - বি ট্যাকা - পয়সা দিত । এই সব দলের লগে বাইদা - বাইদাণীরাও নাচত । কথক : পরিচালক , ঢাকা কেন্দ্র শ্রুতিলিখন : শিরীন ঊর্মি
একসময় ডোরাকাটা শাড়ির আঁচলে বিশ্বাস ছিল , টিস্যুপেপারে কুমিরী ঠোঁটের জোড়া ছাপে বিশ্বাস ছিল , এখন পুরা বার হাত শাড়িতে বিশ্বাস নাই , ঠোঁটও আর কুমারী নাই ।
মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এ তারিখ নির্ধারণ করেন । সোমবার সাঈদীকে হাজির করা না হলেও ওইদিন হাজির করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন ।
আলতো এসে চুমো দিবে সদ্য প্রসূত এক বোয়াল শিশু । খিল খিল হাসবে সে ,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ; জমিজমা বিরোধের জের ধরে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাকিবুল হাসান বিরুর নেতৃত্বে একদল ভাড়াটে সন্ত্রাসী আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরে শিবগঞ্জ উপজেলা পূজা কমিটির সভাপতি অঞ্জন কুমার দাসকে ( ৫২ ) অপহরণ করেছে ।
কারখানার মালিক আব্দুর রশিদ পলাতক থাকায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয় ।
By মোঃ শাহজালাল পঞ্চগড় দেখা হয়েছে : ৫ বার সুশাসন
মৌলভীবাজার , ২ জুলাই : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাগপুর ইউনিয়নের কুমারশাইল গ্রামে মুক্তিযোদ্ধা আবুল খালিকের বাড়িতে ডাকাতিকালে এক ব্যক্তি নিহত হন । শুক্রবার দিবাগত রাতে ঘটনা ঘটে । নিহতের নাম আনোয়ার হোসেন ( ২৭ ) । তিনি গ্রামের সফর উদ্দিনের ছেলে ।
বছরের দু ' দিন , অর্থাৎ ( . . . ) , যোহ্রের সময় সূর্য সম্পূর্ণ খাড়াভাবে কা ' বার উপর আলোক রশ্মি বিকিরণ করে । তাই এ সময় পৃথিবীর অন্যান্য দেশ সূর্যের সাহায্যে কিবলাহ্ নির্ণয় করতে পারে ; অর্থাৎ যোহ্রে শারয়ী ' র সময় ( মক্কার ওয়াক্তে ) যদি সূর্যের সম্মুখে দণ্ডায়মান হই তবে কিবলাহ্র মুখি হব । আর আরো সঠিক পন্থা হচ্ছে যে , যদি ঐ দু ' দিন যোহ্রের সময় ( মক্কার ওয়াক্তে ) এ পৃথিবীর যে কোন স্থানে একটি লাঠি মাটিতে পুতে দেই তাহলে তার ছায়াটি লাঠির মাথা থেকে নিচের দিকে কিবলাহ্ মুখি হয়ে প্রতিয়মান হবে ( ' নূরে ইলম ' পত্রিকা , সংখ্যা নং - ৮ , পৃ . - ৯ ) ।
তিনি জানান , মিরপুরগামী বাসের সব যাত্রীই কমবেশি আহত হয়েছেন । পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পথচারিরা আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন । অপরদিকে নন্দন পার্কগামী বাসের যাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে নামার সময় অনেকেরই শরীরের বিভিন্ন জায়গা কেটে গেছে ।
আপনি দেখছেন : UTC + ৬ ঘন্টা মোট 12 পাতা থেকে পাতা 5
প্রামাণিক জালাল উদ্দিন বলেছেন : আপনাদের ভাললাগা হবে আমার আগামী দিনের পথচলা । মন্তব্যের জন্য ধন্যবাদ । শুভকামনা রইল ।
শহোস বলেছেন : দারুন ভাই । আমি মুড়ি ভর্তা খুব পছন্দ করি । একদিন খেতে হবে ।
আসসালামু আলাইকুম , সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের টুইট শুরু করছি । কেমন আছেন ? ভাল তো ? আমিও আশা করি আপনারা ভাল আছেন ও থাকবেন । আজকের টুইটটি একদম ছোট । আমরা আমাদের ছবির পিছনে বিভিন্ন ধরনের ছবি বা ওয়ালপেপার দিতে পচন্দ করি । এর মধ্যে সবচেয়ে সুন্দর দেখা যায় আপনার বিভিন্ন ধরনের স্টাইলিশ ব্যাকগ্রাউন্ড হলে । আর আপনাদের …
লিভিং আর্টস ফেব্রুয়ারি ৬ , ২০১১ @ ১১ : ২৪ অপরাহ্ন
তেমনি একথাও সহীহ সনদে প্রমাণিত যে , ইমাম মুসলিম রাহ . - এর কিতাব তাঁরই উস্তাদ ইমাম আবু যুরআ রাযী এবং ইবনে ওয়ারা রাহ . - এর হাতে পৌঁছলে তাঁরা বলেছিলেন , তুমি সহীহ নামে কিতাব লিখে বিদআতীদের জন্য সুযোগ করে দিয়েছে । যখন তাদের সামনে কোনো সহীহ হাদীস পেশ করা হবে তখন তারা এই বলে প্রত্যাখ্যান করবে যে , এটি তো সহীহ মুসলিমে নেই ।
গরু সাধারণত ৩ প্রকার । বিরিশ গরু বেশি নাফা লাগাতে শান্ত হয় আর গাই গরু শুধু গরুর জনম দেয় ।
আচ্ছা , এইটার তাৎপর্যটা কি ভাই ? সবাই দেখি স্ট্যাটাসে এই ইমেজটি ব্যবহার করে কেন ?
আশংকাজনক অবস্থায় উদ্ধার হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মনোয়ারা খাতুন তারাকে ( ২২ ) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন । নিহত মনোয়ারা খাতুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের মাইক্রোবাইলোজী বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী । তার পিতার নাম আঃ হাকিম । সে তাদের মহাখালীস্থ ওয়্যারলেস গেটের নিজ বাসা ( নং - ১৯১ ) থেকে বিশ্ববিদ্যালয়ে আসছিল বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে । খবর পেয়ে আঃ হাকিম হাসপাতালে এসে মেয়ের লাশ শনাক্ত করেন । সুমন মিয়া নামের এক প্রত্যদর্শী জানান , ওভার টেকিং করার সময় দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় । সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মাহবুবুর রহমান জানান , ডুবুরীরা তাদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে । তবে , জাবির ছাত্রী ছাড়া এখনো পর্যন্ত নিখোঁজ বাসটি কিংবা অন্যান্য যাত্রীদের কোন সন্ধান পাওয়া যায়নি । সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার ( এএসপি ) মনোয়ার হোসেন জানান , রাতেও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে । এ লক্ষ্যে ঘটনাস্থলে উদ্ধার সামগ্রী আনা হয়েছে ।
ভাই মোঃ শহিদুল ইসলাম . . . আপনি নামাজ পড়েন এটা বোলতে এতো শঙ্কা / দ্বিধা বা হীনমন্যতা কেন ? ( ভুল বুঝলে মাফ করবেন ) এটা - তো প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য , এবং সেটা নিজের ভালোর জন্য , আমরা কেউ নামাজ না পরলে মহান আল্লাহর কিছুই যায় আসবে না । অনুরোধ আপনারা সবাই নামাজ আদায় করবেন সময়মত , কেননা মহান আল্লাহ সবার প্রথমে নামাজের হিসাব নিবেন , নামাজের হিসাব ঠিক মতো পেলে মহান আল্লাহ তার অন্য সব গুণা ক্ষমা করে দিতে পারেন ( সহি হাদিস মতে )
কথাঃ গোবিন্দ হালদার সুরঃ আপেল মাহ্মুদ এক সাগর রক্তের বিনিময়ে , বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবনা । দু : সহ বেদনার কন্টক পথ বেয়ে শোষণের নাগপাশ ছিঁড়লে যারা আমরা তোমাদের ভূলব না । । যুগের এ নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির এ বারতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না । । কিষাণ কিষাণীর গানে গানে , পদ্মা , মেঘনার কলতানে , বাউলের একতারাতে আনন্দ ঝঙ্কারে তোমাদের নাম ঝংকৃত হবে । নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারী রবে আমরা তোমাদের ভুলব না । ।
প্রণালী আমগুলো খোসা ছাড়িয়ে টুকরো করে কাটুন । তেলে তেজপাতা , দারুচিনি , সরষে ফোড়ন দিয়ে সুন্দর ঘ্রাণ বেরুলে আমগুলো দিয়ে একটু নেড়েচেড়ে পানি দিন । লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করুন । আমগুলো সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে চিনি ও পেস্তাবাটা দিয়ে ফুটাতে দিন । এরপর চাটনির মতো রসাল হবে ।
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন , সাইয়্যিদাতুল উম্মাহাত , সাইয়্যিদাতুনা হযরত আমিনা আলাইহাস সালাম তিনি সৃষ্টির আদি থেকেই সবচেয়ে উত্তম মা ও বেমিছাল ইলমে গাইব - এর অধিকারিণী
০০ রিয়াদ খন্দকার ০০ ভাতের সাথে সবজি নয় , সবজির সাথে ভাত খেতে হবে । আমরা আজকাল ভাত বা শর্করাজাতীয় খাবার , ফাস্ট ফুড , মিষ্টি খাবার বেশি বেশি খাই । শাক , সবজি , ফলমূলের দিকে অনেকেই তাকাই না বা ঠিকমতো খাই না । অনেকেই দৈনিক তো দূরের কথা , সপ্তাহে একদিনও ফল বা সবজি খাই না । আমাদের অনেকেরই খাদ্যাভাস হচ্ছে বশি বেশি [ . . . ]
ড্যানিমশাই বইসা ছিলেন এই আশাতেই , ময়লার ডিপো থিকা তুইলা আনলেন . . . আর ' ' রোবিটেল ' ' এর সিমকার্ডের মত লাল একটা সিমকার্ড ভিতরে ভইরা দিয়া রোবোটরে আবার জাগরন করাইলেন ! ! এই রোবোট এখন নাকি আতংকবাদী হিসাবে কাজ করবো আতংকবাদী হৈছে , কিন্তু খারাপ হৈয়া গেলেও তার প্রেমভালোবাসা অটুট ! ! তাই সে আবার বিয়ার মন্ডপ থিকা অ্যাশরে তুইল্যা আনলো , আর বাধাদানকারী ড্যানীমশাই সহ আরো প্লাটুনখানেক সৈন্য নিহত হৈলো ! !
রোববার রাতে কাউনিয়া স্টেশনের হোম সিগনালের কাছে অজ্ঞাত পথচারী বৃদ্ধাকে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে ।
খুব আশ্চর্যজনক ভাবে আজ রাত একটা একুশেই আমার বড় বড় হাই পাচ্ছে । আমি আজকে সারা বিকেল ঘুমালাম । মাঝখানে একবার শুভর ডাকে ঘুম ভেঙে দেখি খোলা দরজায় ও ঘুড়ি হাতে দাঁড়িয়ে । " জিহাদ ভাই ঘুড়ি ওড়াতে যাবেন না ? " আমি শুনলাম । তারপর আবার … Continue reading →
আমার বিয়ের ঘটনাটা চমৎকার । মুক্ত বিহঙ্গের মত ঘুরে বেড়াচ্ছিলাম । কিন্তু পায়ে বেড়ি দেওয়ার জন্য যে বাড়ি থেকে তোড় - জোড় করছে , এটা বুঝতে পারতাম । অবশেষে , মেয়ে দেখতে যাওয়া শুরু হল । বড় দুলাভাই আর আমি , প্রায় প্রতিদিনই দুলাভাইয়ের মটর সাইকেল নিয়ে বের হতাম . মেয়ে দেখতে যাওয়ার জন্য । যতটা না মেয়ে দেখতে যাওয়ার জন্য তার চেয়ে , খাওয়ার লোভেই বেশি যেতাম । আমার বড় ভাই বিয়ে করেছে , যশোর সদরের মনোহরপুর ইউনিয়নের ইছালি গ্রামে । ভাবির মেয়ে হওয়ার খবর পেয়ে , গেলাম ভাইঝি দেখতে । আসার সময় , ভ্যান চালকের সাথে ঠাট্টাচ্ছলে বললাম , ভাল মেয়ে আছে , বিয়া করুম । ভ্যানওয়ালাতো আনন্দে টাস্কি খাওয়ার অবস্থা । সিদ্ধান্ত হল , যেদিন আমরা ভাই - বোন সবাই মিলে আমার ভাইঝি কে নিতে আসব , সেদিন সে আমাদেরকে মেয়ে দেখাতে নিয়ে যাবে । নির্ধারিত দিনে আমরা সবাই হাজির । মেয়ে দেখলাম , নাইনে পড়ে , কিন্তু সুন্দর । সবার পছন্দ হল , বিয়ে হয়ে যাবে । আমার বেশি পছন্দ হল , তাদের বাড়ির আশ - পাশ । সন্ধায় চান্দি রাতে বউরে সাথে কইরা বিড়ি খাওনের সুন্দর জায়গা আছে । কিন্তু কপালে না থাকলে কিছুই হয়না । হঠাৎ আমার মনে প্রশ্ন জাগল , মাইয়ার বাবারে তো দেখনের দরকার । দেইখা তো চক্ষু চড়কগাছ । একজন ছ্যামড়া মত লোক মাইয়ার বাবা । ঐ মেয়ে তার প্রথম সন্তান , তাইলে তার বয়ষ কেমন হবে ? ইতস্তত করে বড় বোনরে বললাম , এখুনি বিয়ের দরকার নাই , পরে বাড়ি যেয়ে আলোচনা করে , সিদ্ধান্ত নিলে হবে । আমার একথার কারনেই আর আমার ঐখানে বিয়া হইল না ।
আমাদের বুয়া এর জামাই iCc world cup এ র উদ্বোধনী অনুষ্ঠানে Chance পেয়েছিল ! আপনি কি পেয়েছিলেন ? হাঁ হাঁ শুধু তাই নয় , উনি জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা এর সাথে দেখা ও করেছেন । বিশ্বাস হচ্ছেনা ? তাহলে ফোটু টা দেখেন প্রমান হইয়া যাইব
পার্বত্য চট্টগ্রামসহ দেশের সব সংখ্যালঘু জাতিসমূহের ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দেয়ার প্রতিবাদে এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে ৩ পার্বত্য জেলায় ঘণ্টা বাজিয়ে একযোগে এ যাবতকালের সর্ববৃহৎ মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট ( ইউপিডিএফ ) । গতকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় । খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি , রাঙ্গামাটির ঘাগড়া ও বান্দরবানে বাধাদান সত্ত্বেও হাজার হাজার জনতা এতে অংশ নেন । লক্ষ্মীছড়িতে সন্তু সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে ৩ মানববন্ধনকারী গুরুতর আহত হন । তাদের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । মানববন্ধনটি খাগড়াছড়ি - পানছড়ি উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ধুধুক ছড়া থেকে শুরু হয়ে খাগড়াছড়ি - পানছড়ি সড়ক হয়ে জেলা সদরের চেঙ্গীস্কোয়ার , জিরোমাইল ঘুরে খাগড়াছড়ি - রাঙ্গামাটি সড়ক হয়ে রাঙ্গামাটি জেলার মানিকছড়ি পর্যন্ত এবং রাঙ্গামাটির কাউখালী উপজেলার চম্পাতলি থেকে ঘাগড়া হয়ে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি পর্যন্ত বিস্তৃৃত হয় । এতে হাজার হাজার নারী - পুরুষ অংশগ্রহণ করে । বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশাসন তাতে বাধা দেয় । ফলে বালাঘাটায় ইউপিডিএফের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় । মানববন্ধন চলাকালে খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গীস্কোয়ার এলাকায় বক্তব্য রাখেন ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি রিকো চাকমা , হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কণিকা দেওয়ান , জিরো মাইল ও ফায়ার ব্রিগেড এলাকায় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা এবং স্বনির্ভর এলাকায় বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট ( ইউপিডিএফ ) - এর খাগড়াছড়ি উপজেলা ইউনিটের সংগঠনক কালোপ্রিয় চাকমা । বিভিন্ন স্থানে বাধা , গুলি : মানববন্ধন কর্মসূচি ভ - ুল করে দেয়ার জন্য পুলিশ , সন্তু গ্রুপ ও বোরখা পার্টির সদস্যরা বাধা দেয় । লক্ষ্মীছড়ির শিলাছড়ি এলাকায় সন্তু মদদপুষ্ট বোরখা পার্টির সদস্যরা গুলি চালালে কমপক্ষে ৩ ব্যক্তি গুরুতর আহত হন । তাদের মধ্যে শিমুল চাকমা নামে ১৭ বছরের এক যুবককে প্রথমে লক্ষ্মীছড়ি হাসপাতালে ভর্তি করা হয় । পরে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রামে স্থানান্তর করা হয় । তার পেটে ও কোমড়ে গুলি লাগে । তার বাড়ি ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়নের কলাছড়ি গ্রামে । পিতার নাম শশী কুমার চাকমা । আহত আরেকজনের নাম হলো নিউটন বিকাশ চাকমা ওরফে সুজন , বয়স ২২ । পিতার নাম কুলঙ্গ চাকমা । তার বাড়ি কান্দবপাড়া , বর্মাছড়ি । আহত অন্যজনের নাম জানা যায়নি । বোরখা পার্টির সদস্যরা লক্ষ্মীছড়ি সদরের বান্দরকাবায় ভীতি প্রদর্শনের জন্য ৪ রাউন্ড ফায়ার করে । এতে কেউ হতাহত হয়নি । বোরখা সন্ত্রাসীরা গত ২ - ৩ দিন ধরে এলাকায় লোকজনকে মানববন্ধন কর্মসূচিতে যোগ না দেয়ার জন্য হুমকি - ধমকি দিয়ে আসছিল । সকাল থেকে তারা লক্ষ্মীছড়ির মরাচেঙে , বাদিপাড়া , শিলাছড়ি ও দেওয়ানপাড়ায় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় । এদিকে রাঙ্গামাটির ঘাগড়ায় সন্তু গ্রুপের সদস্যরা সকাল সাড়ে দশটার দিকে ৩টি বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে এবং লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় । বান্দরবানে প্রেসক্লাবের সামনে ইউপিডিএফের সদস্য - সমর্থকরা মানববন্ধন করতে চাইলে পুলিশ বাধা দেয় । পরে ইউপিডিএফ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে শতাধিক নারী - পুরুষ মানববন্ধন কর্মসূচি পালন করেন । আগামী ২০ ও ২১ জুলাই ২ দিনব্যাপী খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধ : মানববন্ধন কর্মসূচি থেকে উপরোক্ত দাবিতে আগামী ২০ ও ২১ জুলাই ২ দিনব্যাপী খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধ ঘোষণা করা হয় । এছাড়া আগামী ১৪ জুলাই পাহাড়ি ছাত্র পরিষদের ডাকা ছাত্র ধর্মঘটের প্রতি একাত্মতা ঘোষণা করা হয় । আগামী ১৪ জুলাই ৩ পার্বত্য জেলায় ছাত্র ধর্মঘট : সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের সব সংখ্যালঘু জাতিসমূহকে নিজ নিজ জাতীয় পরিচয়ে স্বীকৃতির দাবিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ৩ পার্বত্য জেলায় ছাত্র ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেছে । আগামী ১৪ জুলাই , বৃহস্পতিবার সব শিক্ষা প্রতিষ্ঠানে এ ছাত্র ধর্মঘট পালিত হবে ।
নারায়ণগঞ্জ , বাংলাদেশনিউজ২৪x৭ . কম নারায়ণগঞ্জ সদর উপজেলায় হাতবোমা ও চাপাতিসহ একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ । রবিবার ঢাকা - নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে উদ্ধার করা হয় পাঁচটি তাজা হাতবোমা ও চারটি চাপাতি । ফতুল্লা মডেল থানার উপ - পরিদর্শক ( এসআই ) মিলন মিয়া বলেন , ভোরে ইদ্রাকপুর এলাকায় মোল্লা সল্ট কারখানার সামনে পরিত্যক্ত একটি প্রাইভেটকার তল্লাশি করে টহল পুলিশ চাপাতি ও হাতবোমা উদ্ধার করে । প্রাইভেটকারটি চুরি করে ছিনতাই কাজে ব্যবহার করা হচ্ছিল বলে পুলিশ ধারণা করছে । এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / প্রতিনিধি / এসএ .
বরগুনা , ১২ জুলাই : প্রশাসনিক অসহোযোগীতার কারণে বরগুনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পটি প্রত্যাহার করা হয়েছে । ইতিমধ্যেই র্যাব সদস্যরা বরগুনা থেকে তাদের আসবাবপত্র নিয়ে পটুয়াখালীতে চলে গেছেন । এ ঘটনায় বরগুনার আইনশৃংখলা পরিস্থিতির অবনতির হওয়ার আশংকা করা হচ্ছে । র্যাব সুত্র জানিয়েছে , র্যাব - ৮ সদস্যরা বরগুনা পুলিশ . . . বিস্তারিত »
নিউজ ডেস্ক , বাংলাদেশনিউজ২৪x৭ . কম ; শৌলমারী ইউনিয়ন পরিষদের দুঃস্থমাতার কার্ডের তালিকা ( ভিজিডি ) তৈরির মিটিংয়ে মতবিরোধের জের ধরে দুই পুরুষ মেম্বার বেধড়ক পিটিয়ে আহত করেন সবুরা খাতুন ( ৪৫ ) নামের এক মহিলা মেম্বারকে । গুরুতর আহত সবুরা খাতুনকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । বুধবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে । এ ব্যাপারে রৌমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । মামলার এজাহার সূত্রে জানা যায় , ২০১১ - ২০১২ চক্রের ভিজিডি কার্ডের তালিকা তৈরির সভা আহ্বান করা হয় বুধবার । শৌলমারী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বরাদ্দ প্রাপ্ত ৪৪৮ জন দুস্থঃমাতার তালিকা তৈরি নিয়ে সংরক্ষিত আসনের মহিলা মেম্বার সবুরা খাতুনের সাথে ৪ নং ওয়ার্ডের মেম্বার হায়দার আলী মন্টু ও ৭নং ওয়ার্ডের মেম্বার এনামুল হকের বসচা দেখা দেয় । এক পর্যায়ে হায়দার ও এনামুল সবুরা খাতুনের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে । আহত সবুরা খাতুন জানান , বরাদ্দকৃত ভিজিডি কার্ড মহিলা মেম্বারদের না দিয়ে পুরোটাই চেয়ারম্যান ও পুরুষ মেম্বাররা ভাগ - বাটোয়ারা করে নিতে চাইলে প্রতিবাদ করি । এ কারণে তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালায় । চেয়ারম্যান আব্দুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , পরিষদে এ রকম আচরন দুঃখজনক । তারপরেও বিষয়টি আপোষ মীমাংসা করার চেষ্টা করছি । রৌমারী থানার এসআই আমিনুল ইসলাম বলেন , বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / এমএ / এসএকে .
পাশের ভদ্রলোককে বার বার জিজ্ঞাসা করছি , লোকটি করডিয়াল , আমাকে বলল , আজমপুর এলে আমি বলবো , এর মাঝে কিছুক্ষণ ঘুমিয়েও
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৭০ রাউন্ড গুলিসহ পুলিশ কনস্টেবলের স্ত্রী গ্রেফতার
লেখক বলেছেন : আগের বার পারভার্ট ভাষার চেতনার একটা কমেন্ট মুছতে কত সময় লাগাইছিলো মনে আছে ? এইবারো তাই হবে মনে হয় . . .
অর্থ : " ( হযরত উম্মুল মু ' মিনীন আলাইহিন্নাস সালাম ) উনাদেরকে বিবাহ করা বড় গুনাহ । আমি বলি : হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আহলিয়া আলাইহিন্নাস সালাম উনাদেরকে বিবাহ করা হারাম এজন্যই যে , যেহেতু তিনি উনার রওযা শরীফ - এ জীবিত আছেন , তিনি হায়াতুন নবী । সে কারণে উনার সম্পত্তির কোন ওয়ারিস নেই এবং উনার আহলিয়া আলাইহিন্নাস সালামগণও বিধবা নন । "
ঝালকাঠির পুলিশ সুপার মো . মজিদ আলী জানান , গ্রেফতারকৃতরা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সাথে জড়িত । অভিযান এখনো অব্যাহত রয়েছে বলেও তিনি জানান ।
টাইপো খমা চাই বি : দ্র : অনেক পরে পোস্ট টা দিলাম কারন অবশ্য আছে প্রথম পাতায় আমার আগের আরো ২টা পোস্ট আছে তাই দেরীতে দিলাম এই পোস্ট যখন দিতেছি তখনো যদি আগের পোস্ট ২টা প্রথম পাতায় থাকে নাগরিকের দারওয়ান কে বলবো যে কোন একটা পোস্ট মুছে দিতে
একটা লোক এসে দাদা গার্মেন্টস এর সামনে এসে দাড়ালো । তাকে সেইম প্রশ্ন করলাম , নকিয়া মোবাইল আছে কিনা । থাকলে তার ব্যটারী ধার নেবো এইটা উদ্দেশ্য । কিন্তু আবারও নেচিবাচক উত্তর ।
জেনারেশন৭৫ বলেছেন : ভাবছিলাম হারিয়ে গেলেন কি না ? যাই হোক , অনেকদিন পর দেখে ভালৈ লাগলো ।
সরলমত : মার্চ ১st , ২০১১ at ১ : ৩৯ অপরাহ্ণ
খাগড়াছড়ি , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার শিলাছড়িতে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের ( ইউপিডিএফ ) মানববন্ধন কর্মসূচি চলাকালে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ২ জন গুলিবিদ্ধ হয়েছে । মানববন্ধন কর্মসূচির শেষ পর্যায়ে দুপুর ১২টার দিকে এ গুলির ঘটনা ঘটে । আহতরা হচ্ছে শিমুল চাকমা ও নিউটন চাকমা সুজন । খাগড়াছড়ি ' র অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন সাঈদী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , ঘটনায় দুই জন গুলিবিদ্ধ হয়ে লক্ষীছড়ি হাসপাতালে ভর্তি হয়েছেন । রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার একে এম জহিরুল ইসলাম জানান , মানববন্ধন চলাকালে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দুই রাউন্ড গুলি ছোড়ে । এতে দুই জন গুলিবিদ্ধ হয় । ঘটনাস্থলে পৌছুলে বিস্তারিত জানাতে পারবেন বলে তিনি জানান । ইউপিডিএফ ' র গণমাধ্যম প্রধান নিরণ চাকমা এ হামলার ঘটনার জন্য সন্তু লারমার বোরখা পার্টিকে দায়ী করেছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / সস / ১৪ . ১৮ঘ . )
চারু । আর আমার হাতে বুঝি মারের অস্ত্র নেই ?
সে পটুয়াখালী জেলার কলাপাড়া এলাকার কালু মিয়ার পুত্র বলে তার পকেটে থাকা কাগজে লিখা ছিল বলে পুলিশ জানায় । এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে । #
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে । উপজেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানাগেছে । সূত্রটি আরও জানায় , গলাচিপা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ১৩৮৫জন । এর মধ্যে পুরুষ ৬৮৪ এবং নারী ভোটার ৭০১জন । উল্লেখ্য , গত ১২ জুন গলাচিপা পৌর নির্বাচন অনুষ্ঠিত হলে আশীষ কুমার ( গীটার ) ও মো . খলিলুর রহমান ( ঘুড়ি ) মার্কায় সমান সংখ্যক ভোট পাওয়ায় পুন : নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ।
তবে এখানে যে কথাটি বিশেষভাবে বলা প্রয়োজন , তা হল , মিসরের ড . আহমদ আমীন সমকালীন আরবী ভাষা ও সাহিত্যের পন্ডিত ছিলেন বটে , কিন্তু হাদীস ও ইসলামের ইতিহাসসহ অন্যান্য ইসলামী উলূমে তার ধারণা ছিল খুবই সামান্য ও ভাসাভাসা । আর এই ধারণার অধিকাংশই তিনি গ্রহণ করেছিলেন অনির্ভরযোগ্য কিছু মাসাদির ও খ্রিস্টান প্রাচ্যবিদদের রচনাবলি থেকে । ফলে তিনি ছিলেন ঐ সব চিন্তাবিদদের অন্যতম , যাদের ধ্যান - ধারণা পশ্চিমা - প্রভাবিত এবং যাদের চিন্ত - চেতনা প্রাচ্যবাদিতায় আক্রান্ত । এই কারণে তার রচনাবলিতে এত প্রচুর পরিমাণ এমন স্খলন রয়েছে যে , শুধু এর তালিকা করলেও একটি আলাদা রিসালা তৈরি হয়ে যাবে । ইসলামের ইতিহাস নিয়ে তার সিরিজ রচনা - ফজরুল ইসলাম , জুহরুল ইসলাম ও দুহাল ইসলামের পাতায় পাতায় যার অসংখ্য দৃষ্টান্ত রয়েছে । ইমাম মাহদী রাহ . সম্পর্কেও তার বক্তব্য ঐসব সুস্পষ্ট স্খলনের অন্তর্ভুক্ত ।
আখউড়া , ১২ জুলাই : ত্রিপুরারাজ্যের আগরতলায় সকাল - সন্ধ্যা ধর্মঘটে বুধবার আখাউড়া স্থলবন্দরে দিয়ে আমদানী রফতানী বাণিজ্যসহ ভারতের সাথে সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে । এক সংঘর্ষের ঘটনায় রাজ্যের যুবকংগ্রেস জোট ও বামফ্রন্ট রাজ্য কমিটি বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২ ঘণ্টা পাল্টাপাল্টি ধর্মঘট ডাকায় স্থলবন্দরের কার্যক্রম . . . বিস্তারিত »
সেলিম মোঃ জাহাঙ্গীর । ররিবার জেলা পুলিশ সুপার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি । ১৯৬৮ সালের পহেলা জুন তাঁর জন্ম । ১৯৯৫ সালের বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদান করেন তিনি ।
মাহবুব আলম লাভলু আগামী ২৩ জুন মতলব উত্তর উপজেলার ইউপি নির্বাচন । এই নির্বাচনে ১২টি ইউনিয়নে ১০৮টি কেন্দ্রে ১০৮ জন প্রিজাইডিং অফিসার , ৪৭০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯৪০ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে । মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়নে ১ নারীসহ ৭৫ জন চেয়ারম্যান প্রার্থী , সংরক্ষিত সদস্য পদে ৯৭ জন ও সাধারণ সদস্য পদে ৩৬৬ জনসহ মোট ৫৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । ১২টি ইউনিয়নে ৭৫ জন চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এবং একই ওয়ার্ডে একাধিক চেয়ারম্যান প্রার্থী থাকায় প্রাধান্য বিস্তার নিয়ে ভোট গ্রহণের দিন গোলযোগের আশঙ্কা করছে ভোটার ও প্রার্থীরা । তবে সবাই শান্তিপূর্ণ ভোট গ্রহণ কামনা করছেন । শান্তিপূর্ণ ভোট গ্রহণের ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ভোটার ও প্রার্থীরা । এ ব্যাপারে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রুস্তম আলী সিকদার পিপিএম বলেন , এ উপজেলায় শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে । অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণের সকল ব্যবস্থা গ্রহণ করা হবে । ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যেয়ে ভোট দেয়ার সব ব্যবস্থা নেয়া হয়েছে । ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীরা এখন গণসংযোগ , পথসভা ও উঠোন বৈঠক করে পার করছে প্রতিটি ক্ষণ । মতলব উত্তরের নির্বাচন এবার ভোটারদের কাছে অতীতের অন্য নির্বাচনের চেয়ে একটু আলাদা মাত্রা জুগিয়েছে । কে কোন্ রাজনৈতিক দলের নেতা বা সমর্থক হিসেবে প্রার্থী হয়েছেন , কে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থী সেটাই এবার মুখ্য বিষয় ভোটারদের কাছে । নিজ দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্যে নানান কৌশল আটছে রাজনৈতিক নেতারা । উপজেলার ১২টি ইউনিয়ন যেনো এখন নির্বাচনী জ্বরে কাঁপছে । সর্বত্র বইছে নির্বাচনী আমেজ । নির্বাচনী প্রচারণায় এবার তরুণ ও নতুন প্রার্থীরা সাবেকদের চেয়ে এগিয়ে । এবারের নির্বাচনে সভা - সমাবেশ , মিছিল , শোডাউন না থাকায় বিরাজ করছে অন্য রকম এক পরিবেশ , যেনো যুদ্ধ হচ্ছে তুমুল কিন্তু শব্দ হচ্ছে না । পোস্টার , ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে অলি - গলি ও গাছের ডালপালা । এ বর্ষা মৌসুমে ঝড় বৃষ্টিতে ভিজেও প্রার্থীরা চালাচ্ছেন তাদের বিরামহীন প্রচারণা । ভোট পাওয়ার জন্য প্রার্থীরা মহিলা সমর্থকদেরকেও পাঠাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি । ঘুম নেই সমর্থকদেরও । পুরনো আত্মীয় - স্বজনদের খোঁজখবর নেয়াসহ আম - কাঠাল দেয়ার মাধ্যমে ভোট প্রার্থনা করছেন প্রার্থী ও তাদের কর্মী - সমর্থকরা । ভোটারদেরকে কাছে টানার জন্যে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি । তবে ভোটাররা এবার ভোট দেবেন বুঝে শুনে । তারা খুব সচেতন । যাদের দ্বারা এলাকার উন্নয়ন হবে এবং কাছে পাওয়া যাবে তাদেরকেই এবার ভোট দেবেন ভোটাররা । তারা চান একটি সুষ্ঠু , অবাধ ও নিরপেক্ষ নির্বাচন । উপজেলার ১২টি ইউনিয়নে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হচ্ছেন ঃ ষাটনল ইউনিয়নে চেয়ারম্যান পদে একেএম শরীফ উল্যাহ সরকার ( দেয়ালঘড়ি ) , দেওয়ান গোলজার আলম ( জাহাজ ) , গিয়াস উদ্দিন চৌধুরী ( আনারস ) , ফেরদৌস আলম ( গরুর গাড়ি ) , মাহবুব আলম ( কাপ পিরিচ ) , শাহজালাল প্রধান ( মাইক ) , আবু হানিফ ( দোয়াত কলম ) ও নবীর হোসেন ( তালা ) । এছাড়া সংরক্ষিত সদস্য পদে ৪ জন ও সাধারণ সদস্য পদে ৩৩ জন । এই ইউনিয়নে ভোটার সংখ্যা ১০ , ১০২ জন । সাদুল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মজিবুর রহমান সরকার ( দোয়াত কলম ) , জোবায়ের আজিম পাঠান স্বপন ( আনারস ) , মুন্সী লোকমান আহমেদ ( দেয়াল ঘড়ি ) , রানা আহমেদ রফিক ( গরুর গাড়ি ) ও রফিকুল ইসলাম মাস্টার ( তালা ) । এছাড়া সংরক্ষিত সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন । এই ইউনিয়নে ভোটার সংখ্যা ১২ , ৭৮৪ জন । জহিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনিরুজ্জামান কানু ( দেয়াল ঘড়ি ) , আলী আক্কাছ বাদল ( আনারস ) , মুক্তার হোসেন ( গরুর গাড়ি ) ও রফিকুল ইসলাম কাজল ( তালা ) । সংরক্ষিত সদস্য পদে ৬ জন ও সাধারণ সদস্য পদে ২৩ জন । এই ইউনিয়নে ভোটার সংখ্যা ৭ , ০৭১ জন । ফতেপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে নূর মোহাম্মদ ( আনারস ) , সলিমউল্যাহ লাভলু ( টেলিফোন ) , আবুল হোসেন খন্দকার ( মাইক ) , কাজী মেজবাহ উদ্দিন মজিদ ( বালতি ) , মোজাম্মেল হক সরকার ( গরুর গাড়ি ) , একেএম গোলাম হোসেন ( কাপ পিরিচ ) , বোরহান উদ্দিন প্রধান ( গিটার ) , সাদেকুর রহমান ( তালা ) , হাজী শাহাবুদ্দিন ভূঁইয়া ( জাহাজ ) , আব্দুল লতিফ বেগ ( দেয়াল ঘড়ি ) , ফখরুল ইসলাম ( চশমা ) ও শাহজাহান প্রধান ( দোয়াত কলম ) । সংরক্ষিত সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৩ জন । এই ইউনিয়নে ভোটার সংখ্যা ১২ , ১৩৩ জন । এখলাছপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মেছবাহ উদ্দিন জনি ( দেয়াল ঘড়ি ) , হাজী মোছাদ্দেক হোসেন মুরাদ ( গরুর গাড়ি ) , অ্যাডঃ জসিম উদ্দিন ( আনারস ) , নজরুল ইসলাম ( তালা ) , শাহাদাৎ হোসেন বেপারী ( দোয়াত কলম ) ও ফরিদ উদ্দিন সিদ্দিকি ( জাহাজ ) । সংরক্ষিত সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ২৬ জন । এই ইউনিয়নে ভোটার সংখ্যা ৭ , ৪৬৫ জন । ফরাজীকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আব্দুল আউয়াল ( তালা ) , কামাল উদ্দিন গাজী ( আনারস ) ও দেলোয়ার হোসেন দানেশ ( গরুর গাড়ি ) । সংরক্ষিত সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩১ জন । এই ইউনিয়নে ভোটার সংখ্যা ২১ , ৬৭০ জন । সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম পাটোয়ারী ( তালা ) , লিয়াকত আলী ( দোয়াত কলম ) , মঞ্জুর মোর্শেদ স্বপন ( গরুর গাড়ি ) , আবুবকর সিদ্দিক খোকন ( আনারস ) , শফিকুল ইসলাম ( কাপ পিরিচ ) , রওশন আরা ( জাহাজ ) ও আঃ করিম সরকার ( দেয়াল ঘড়ি ) । সংরক্ষিত সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন । এই ইউনিয়নে ভোটার সংখ্যা ১১ , ৩৬৫ জন । বাগানবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ফয়েজ আহমেদ ( তালা ) , নান্নু মিয়া ( আনারস ) , মোশারফ হোসেন মাস্টার ( দেয়ালঘড়ি ) , আব্দুলস্ন্লাহ আল মামুন ( গরুর গাড়ি ) ও হারুন অর রশিদ ( কাপ পিরিচ ) । সংরক্ষিত সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৭ জন । এই ইউনিয়নে ভোটার সংখ্যা ১২ , ৬৬৯ জন । ফতেপুর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে গোলাম নবী বাদল ( কাপ পিরিচ ) , অ্যাডঃ শাহরিয়ার ডালিম ( দেয়াল ঘড়ি ) , আবুল কাশেম ( আনারস ) , আজমল হোসেন চৌধুরী ( গরুর গাড়ি ) , মজিদ বেপারী মধু ( টেলিফোন ) , মোস্তফা কামাল ( মাইক ) , আব্দুল কাইউম খান ( চশমা ) , আব্দুর রাজ্জাক ( জাহাজ ) , কাজী সালাউদ্দিন ( তালা ) , মনির হোসেন সরকার ( দোয়াত কলম ) ও আবুল কালাম সরকার ( বালতি ) । সংরক্ষিত সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৬ জন । এই ইউনিয়নে ভোটার সংখ্যা ১৩ , ১৫৯ জন । দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে এহসান মিয়া ( দেয়াল ঘড়ি ) , মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ( গরুর গাড়ি ) , দেওয়ান আবুল খায়ের ( মাইক ) , আরিফুল ইসলাম ইমন ( আনারস ) , একেএম আজাদ ( কাপ পিরিচ ) , খন্দকার সাইফুল ইসলাম মানিক ( জাহাজ ) , তোফাজ্জল হোসেন ( তালা ) , মমিন আলী দেওয়ান ( দোয়াত কলম ) ও আবু বকর সিদ্দিক ( চশমা ) । সংরক্ষিত সদস্য পদে ৭ জন ও সাধারণ সদস্য পদে ৩০ জন । এই ইউনিয়নে ভোটার সংখ্যা ১৫ , ৫৮০ জন । ইসলামাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে সাজেদুল হাসান বাতেন ( দেয়াল ঘড়ি ) , শাহ মোঃ আল আমিন সরকার ( দোয়াত কলম ) , মোঃ মানিক ( আনারস ) , মঈনউদ্দিন আহমেদ ( গরুর গাড়ি ) ও রফিকুল ইসলাম ( তালা ) । সংরক্ষিত সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৪ জন । এই ইউনিয়নে ভোটার সংখ্যা ৯ , ৯৮৪ জন । মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন । সংরক্ষিত সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩০ জন ।
লেখক বলেছেন : থ্যাঙ্কস , রিয়াদ ! এই পর্বটা তোমার ভালো লাগলো জেনে ভালো লাগলো আমার ! অনেক ভালো থেকো !
কুরআন শরীফ ও হাদীছ শরীফ - এ আল্লাহ পাক - এর হাবীব নূরে মুজাস্সাম , হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - এর যেসব শান ও মর্যাদার বিষয় ঘোষণা করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে , প্রত্যেকটিই আনুষ্ঠানিকতা মাত্র । মূলতঃ আল্লাহ পাক - এর হাবীব তিনি হাবীবুল্লাহ । তিনি শুধু আল্লাহ পাক নন । এছাড়া সমস্ত বৈশিষ্ট্য ও মর্যাদার অধিকারী তিনি । সুতরাং তাঁর বিষয়ে উম্মতের খুব সাবধানে কথা বলতে হবে । তাঁকে নিজেদের মত জ্ঞান করা যাবে না । অন্যথায় জাহান্নামের ইন্ধন ছাড়া কোন উপায় থাকবে না । সুবহানাল্লাহ !
লেখক বলেছেন : ইয়ে মুলোটা আর একটু ঝুলুক ( তবে ঝোলানো মুলো যাতে কেউ না খেতে পারে সেদিকে দৃস্টি রাখা হবে ) প্রিয় অদ্রোহ , আপনারে খুব বেশি অপেক্ষায় না রাখার চেস্টার কমতি হবে না
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ , আহত ৪০
কিউবা থেকে হঠাৎ করে ফিরে আসা ক্যান্সার আক্রান্ত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ গত মঙ্গলবার ভেনিজুয়েলার স্ব . . .
জামালুদ্দিন হাওলাদার , লামা : : পিতার মৃত্যুর তিন বছর পর জন্ম নিয়েছে তার ঔরসজাত এক কন্যা সন্তান । লামার পার্শ্ববর্তী চকরিয়া হাসপাতাল পাড়ার মরহুম মৌলভী মোহাম্মদ হোছাইনের মেয়ে নাছরিন সিদ্দিকা হিরার জন্ম নিবন্ধন সনদে এমন তথ্য উল্লেখ করেছেন চকরিয়া পৌর কর্তৃপক্ষ ।
নিজস্ব প্রতিবেদক : মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির অভিযোগে চট্টগ্রাম বন্দরে পৃথক তিনটি চালান আটক করা হয়েছে । এসব চালানে প্রায় কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা চালিয়েছে আমদানিকারকরা । চট্টগ্রাম কাস্টমস এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা পৃথক পৃথক অভিযানে এই তিনটি চালান আটক করে । কাস্টমস হাউসের ( আমদানি ) এআইআর শাখার রাজস্ব কর্মকর্তা জানান , বলাকা ট্রেডিং নামের ঢাকার একটি আমদানিকারক প্রতিষ্ঠান মিথ্যা ঘোষণা দিয়ে তিন কনটেইনার পণ্য আমদানি করায় সেই চালান আটক করা হয় ।
ব্যবসায়ীরা মনে করেন , ঐতিহ্যবাহী এই হালখাতার রেওয়াজ আজীবন টিকে থাকবে । কারণ , নতুন খাতা ব্যবসার সঙ্গে মিশে আছে অঙ্গাঙ্গীভাবে । তাই ব্যবসায়ের খাতা থাকলে বছরান্তে হালনাগাদ বা হালখাতা হবেই ।
নারী পাচারকারী সংঘবদ্ধ দলের এক সদস্য সুমি আক্তারকে আটক করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ । জানা গেছে , ৪ মাস আগে একই এলাকার আব্দুর রসিদের স্ত্রী ও মেয়েকে ভারতে পাচার করার দায়ে আব্দুর রসিদ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় ১৩ জনকে আসামি করে মামলা করেন । গত মাসে এ মামলার এক আসামি মোছা . রিয়াকে তার বাড়ি থেকে আটক করে ঘোড়াঘাট থানা পুলিশ । এদিকে মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা পুলিশ শহরের আজাদ মোড়ের ভাড়া বাড়ি থেকে অপর এক আসামি মোছা . সুমি আক্তারকে আটক করে । ঘোড়াঘাট থানা অফিসার ইন - চার্জ নাসির উদ্দিন ম - ল বলেন , শহরের আজাদ মোড়ে সুমির একটি বিউটি পার্লার রয়েছে । তার এ ব্যবসার অন্তরালে নারী পাচারের ব্যবসা রয়েছে কিনা খতিয়ে দেখা হবে ।
মিরসরাই , ২৭ জুন : চট্টগ্রামের মিরসরাইয়ে বাস - ট্রাক - লরির ত্রিমুখী সংঘর্ষে এস আলম পরিবহনের একটি ভলভো বাসের চালক নিহত হয়েছেন । আহত হয়েছেন ছয়জন । দুর্ঘটনায় ট্রাকের ওপরে থাকা চারটি গরুও মারা যায় । সোমবার সকালে মহাসড়কের মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতের চালকের নাম মোহাম্মদ ইলিয়াছ । . . . . বিস্তারিত »
হযরত যাহরা আলাইহাস সালাম উনার প্রতি মুহব্বত রাখা ফরযে আইন , উম্মু আবিহা হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম উনি আহলে বাইত শরীফ উনাদের মূল । উনার প্রতি মুহব্বত রাখা জুযয়ে ঈমান ।
কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে
এরপর একটার পর একটা গাড়ি পেছন থেকে উঠে যাচ্ছে আর জাপানি লোকটার উৎসাহ বেড়ে যাচ্ছে , কখনও মিৎসুবিশি , কখনও হোন্ডা , কখনও টয়োটা বলে লাফাচ্ছে আর মনের আনন্দে গুনকীর্তন করছে , মেড ইন জাপান , ভেরী ফাস্ট ! ! ভেরী ফাস্ট ! !
বিষ্টি এসে দেয় ভিজিয়ে গায়ের জামা এই জামাটা : নতুন ছিলো পুরান ছিলো পুরান ছিলো নতুন ছিলো - না , না না না আসলে তার গায়ের মাঝে জামাই ছিলো না কোথায় পাবে গায়ের জামা কোথায় পাবে পায়ের জামা জন্ম থেকে উদাম ছিলো এখন আছে তাই কারণ যে তার তিনভুবনে আপন যে কেউ নাই ।
পরিব্রাজক বলেছেন : কোন ব্যাপার না । কালাপাহাড় ভাইঃ আমার জন্যও একজন লাগবে
এ দশ মিনিটের ভিডিও টিতে এল - মাসকাতি ব্লগিং এবং ইসলাম বিষয়ে কথা বলেন এবং ইংরেজী ও আরবী নিয়ে কথা বলেন ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিং - ভাঙ্গা বা কান - কাটা পশু দ্বারা কুরবানী করতে নিষেধ করেছেন । - সুনানে ইবনে মাজাহ পৃ . ২২৭
শেরপুর , ১২ জুলাই : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়ার পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অপরাধে হায়দার আলী ( ৫০ ) নামে একজনের বিনাশ্রম ছয় মাসের কারাদণ্ড দিয়েছে বিশেষ ভ্রাম্যমাণ আদালত । পুলিশ ও নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে . . . বিস্তারিত »
রাজশাহী , ২৭ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : আষাঢ়ের শুরুতে এবার বরেন্দ্র অঞ্চলে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় কৃষিতে আশার সঞ্চার জেগেছে । জলবায়ু পরিবর্তনের কারণে বরেন্দ্র অঞ্চলে গত ৩ / ৪ বছর ধরে আষাঢ়ের শুরুতে বৃষ্টিপাত . . . . বিস্তারিত পড়ুন »
একবার দেয়া যায় বারবার নয় হা হা হা হা হুমমমমমমমমম
গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে । সেই বেগুণ গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে ।
আয় মাওলা ইউনিভার্সিটিয়ু মে তেরা নাম নেহী বাতায়া জাতা , তেরা মাহবুব কো নেহী বাতায়া জাতা ,
আসলে ভাই ডাবলিনে আসছি পড়াশুনা করতে । আর পড়াশুনার পাশাপাশি পার্ট টাইম ধান চাষ করছি । পড়াশুনার পাশাপাশি পার্ট টাইম ধান চাষ না করলে তো ভাই র্সাভাইব করতে পারব না ।
আবুতোরাব বাজারে প্রতিদিন মায়ানী , খৈয়াছড়া ও মঘাদিয়া এলাকার হাজার হাজার মানুষ একত্রিত হয় । সপ্তাহের প্রতিদিনই এখানে বাজার বসে । বর্তমানে বাজারের প্রতিটি গলি ময়লায় সয়লাব হয়ে গেছে ।
দিনাজপুর , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : বর্ধিত ফি প্রত্যাহার ও অন্যান্য ফি আগের মতো বহাল রাখার দাবি জানিয়েছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে বৃহত্তর রংপুর ও দিনাজপুরের ৮ . . . . বিস্তারিত পড়ুন »
দিনাজপুর , ৪ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় জাল টাকা তৈরির সময় ৩ ব্যক্তিকে আটক করেছে র্যাব । আজ সোমবার সন্ধ্যায় উপজেলার জমির হাট গ্রাম থেকে তাদের আটক করা হয় ।
কলিকাতা হইতে বনোয়ারি যেদিন ফিরিয়া আসিল সেই দিনই মধুর ছেলে স্বরূপ হাঁপাইতে হাঁপাইতে ছুটিয়া আসিয়া একেবারে বনোয়ারির পা জড়াইয়া ধরিয়া হাউহাউ করিয়া কান্না জুড়িয়া দিল । ' কী রে কী , ব্যাপারখানা কী । ' স্বরূপ বলিল তাহার বাপকে নীলকণ্ঠ কাল রাত্রি হইতে কাছারিতে বন্ধ করিয়া রাখিয়াছে । বনোয়ারির সর্বশরীর রাগে কাঁপিতে লাগিল । কহিল , ' এখনি গিয়া থানায় খবর দিয়া আয় গে । '
নওগাঁ , ২৪ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : নওগাঁয় রাণীনগরে নব - নির্বাচিত ইউপি সদস্যসহ ৮ জনকে কারাদ - দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত । নির্বাচন পরবর্তী আচরণবিধি লঙ্ঘন করে বিজয় মিছিল , পরাজিত প্রার্থীর বাড়িতে হামলা ও মারধর করার অপরাধে বৃহস্পতিবার রাতে ওই ৮ কর্মী - সমর্থককে ৬ মাস করে বিনাশ্রম কারাদ - দেয়া হয় । আজ শুক্রবার সকালে উপজেলার কাশিমপুর ইউনিয়নের নব - নির্বাচিত সদস্য মো . আব্দুল করিম মৃধাসহ তার কর্মী - সমর্থকদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয় । জানা যায় , বৃহস্পতিবার রাতে স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০ / ৭৪ এর ১ , ২ ও ৩ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট নুর উদ্দিন আল ফারুক এ রায় দেন । সাজাপ্রাপ্তরা হলো - নব - নির্বাচিত ইউপি সদস্য মো . আব্দুল কমির মৃধা ( ৪২ ) , সমর্থক বাবু মৃধা ( ৩৩ ) , মামুন পোদ্দার ( ১৮ ) , হামিদ মৃধা ( ৩২ ) , আরমান মৃধা ( ২৬ ) , নান্নু সাহানা ( ২২ ) , রকি ( ২৪ ) ও ইয়াদুল ( ৩৬ ) । এদের মধ্যে ইউপি সদস্য আব্দুর করিম মৃধাকে ৬ মাস ১০ দিন কারাদ - প্রদান করা হয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / ওআর / শাসি / ১৮ . ৪৭ ঘ . )
টাঙ্গাইল , ২৭ জুন : টাঙ্গাইলের মির্জাপুরে ১০০ রাউন্ড গুলি ও বিদেশি পিস্তলসহ এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার ভোর পাঁচটার দিকে ঢাকা - টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা এলাকা থেকে বেনজির আহমেদকে ( ১৮ ) গ্রেফতার করে পুলিশ । গ্রফতারকৃত বেনজির চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের বাসিন্দা । মির্জাপুর থানার . . . . বিস্তারিত »
এখন তারিখ ও সময় হচ্ছে মঙ্গল জুলাই ১২ , ২০১১ ৮ : ৫৮ অপরাহ্ন
অফ / অনটপিক : রাজু ভাইকে তো ছবিতে খুব ভাল লাগছে ( চামার্ট ( স্মার্ট ) বয় কিনা ) । আর তারেক ভাই আপনাকে তো খুবই পিচ্চি পিচ্চি লাগছে । ( মাইন্ড খাইয়েন না । তাহলে আর জীবনে সাইন করতে পারবেন না । )
প্রশ্ন ( ৩৯ / ১১৯ ) : আশূরা - য় করণীয় কি ? - জামালুদ্দীন বারকোনা , গাইবান্ধা । উত্তর : আশূরায়ে মুহাররমে ৯ - ১০ অথবা ১০ - ১১ দু ' দিন নাজাতে মূসার শুকরিয়ার নিয়তে দু ' টি নফল ছিয়াম রাখতে হবে । ১০ই মুহাররম তারিখে ফেরাঊনের সাগরডুবি হয় এবং মূসা ও তাঁর বনু ইস্রাঈল সম্প্রদায় অত্যাচারী ফেরাঊনের হাত থেকে নাজাত পায় । তার শুকরিয়া হিসাবে মূসা ( আঃ ) এ দিন নফল ছিয়াম রাখেন । মূসার তাওহীদী আদর্শের সনিষ্ঠ অনুসারী হিসাবে উম্মতে মুহাম্মাদীকে এ দিন নফল ছিয়াম রাখতে বলা হয়েছে । ইহুদীরা কেবল ১০ তারিখে ছিয়াম রাখে । উম্মতে মুহাম্মাদীকে তার আগে বা পিছে আরেকদিন যোগ করে দু ' দিন রাখার নির্দেশ দেওয়া হয়েছে । তাতে তার বিগত এক বছরের ( ছগীরা ) গোনাহ সমূহ মাফ করা হয় ( মুসলিম , মিশকাত হা / ২০৪৪ ; বায়হাক্বী ৪ / ২৮৭ ) । নাজাতে মূসার শুকরিয়ার নিয়তে উক্ত ছিয়াম রাখতে হবে শাহাদাতে হোসায়েন - এর নিয়তে নয় । কেননা এই ছিয়ামের সূচনা হয়েছে মূসা ( আঃ ) - এর সময় থেকে । আর কারবালার ঘটনা ঘটেছে রাসূলের মৃত্যুর ৫০ বছর পরে ৬১ হিজরীতে ( বিস্তারিত পাঠ করুন : আশূরায়ে মুহাররম ও আমাদের করণীয় ' বই ) ।
অনেকদিন ধরেই [ প্রায় ছয়মাসের ] মত আমার একটা শখ ছিল FM ট্রান্সমিটার বানাব । আর সেই থেকেই টিফিনের খরচ বাচিয়ে কিছু টাকা জমাতে শুরু করলাম আরপ্রতিদিন রাতে ঘুমের ভেতর , দিনে জেগে জেগে FM ট্রান্সমিটারের স্বপ্ন দেখতে শুরু করলাম । তো গতকাল টাকা নিয়ে রওয়ানা হলাম নরসিংদী পার্টসগুলো [ ট্রানজিস্টার , ক্যাপাসিটর ইত্যাদী ] ক্রয় করার জন্য । আমি যখন নরসিংদী গিয়ে পৌছলাম তখন বাজে সকাল ১০ টা র মত । কিন্তু পাগলের মত নরসিংদী চষে বেরিয়েও FM ট্রান্সমিটারের জন্যউল্লেখ্যিত পার্টসগুলো পেলাম না । পথে ফিরতে ফিরতে সংগীতার কাছাকাছি একটা দোকান পেলাম এবং দোকানদার বলল এগুলো আছে শুধু ভ্যারোবোর্ড নেই । দাম ১২০ টাকা । তো নিয়ে খুশী মনে বাড়ি ফিরলাম । বাড়ি ফিরে প্যাকেট থেকে পার্টসগুলো খুলেতো আমি থ ! একটাও মিলেনা । যাক গে এইগুলা দিয়েই বানালাম ফলাফল শূন্য । যাক এসব প্যাচাল । এখন যে জন্য ফোরামে টপিক লিখছি সে কথায় আসি । ফোরামে এমন কেউ কি আছেন যাদের এখানে পার্টসগুলো পাওয়া যায় এবং FM ট্রান্সমিটার বানাতে পারেন । যদি থেকে থাকেন তবে প্লিজ আওয়াজ দেন । আমি যত টাকাই লাগে [ কেউ টাকার কথা বলার কারণে মাইন্ড কইরেন না ] দরকার হলে মোবাইলটা বিক্রি করে হলেও আমি একটাতৈরী মিনিFM ট্রান্সমিটার কিনতে চাই । প্লিজ সাড়া দেন ! প্লিজ সাড়া দেন !
এস এম নাজমুল হক ইমন , বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় হেরোইন রাখার দায়ে জামাই - শাশুড়িকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা , অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত । রোববার বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং ৩ এর বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় দেন । দন্ডপ্রাপ্তরা হলো জামাই মাসুদ রানা ( ৩০ ) । সে বগুড়ার সান্তাহারের কলসা গ্রামের কসিমউদ্দিনের পুত্র । মাসুদ রানার শ্বাশুড়ির নাম রুবী খাতুন ( ৪৮ ) । সে সান্তাহার চা বাগানের শামছুক হকের স্ত্রী । মাসুদ রানা জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে । মামলা সূত্রে জানা গেছে , ২০০৪ সালের ১ মার্চ সান্তাহার পুলিশ ফাঁড়ির টি এসআই ( শহর সাব - ইন্সপেক্টর ) মঞ্জুরুল হক ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে আসামি রুবীর বাড়ি তল্লাশি চালিয়ে ১২ পুরিয়া হেরোইন ও তার মেয়ে জামাই মাসুদ রানার কাছ থেকে ৮ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয় । হেরোইন রাখার দায়ে জামাই - শ্বাশুড়িকে তখন এসআই মঞ্জুরুল হক গ্রেফতার করেন । এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয় । দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন ।
সকাল সাড়ে ছয়টার দিকে ইসলামী ছাত্র মজলিস নেতাকর্মীরা দলের মতিঝিলে সুরমা টাওয়ারে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয় । এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা নেজাম উদ্দিন , সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির , সম্মিলিত মাশায়েখ পরিষদের যুগ্মমহাসচিব ড . খলিকুর রহমান মাদানী , খেলাফত মজলিসের পল্টন থানার সভাপতি হাফেজ সামছুল আলম , জাতীয় ওলামা পরিষদের মহানগর সভাপতি দ্বীন মো . কাশেমি এবং মজলিসের কর্মী নজরুল ইসলাম ও সাইদুর রহমানসহ ১০ জনকে আটক করে । এ সময় পুলিশের সঙ্গে মজলিস নেতাকর্মীদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ।
আপনি যদি রেগুলার বেসিসে ফন্ট নিয়ে নাড়াচাড়া করতে ভালবাসেন , যেমন ধরুন ফন্ট চয়েস , কম্পেয়ারিং , এনালাইজিং - এই ধরণের কাজগুলো করার জন্য নিচের ফন্ট ম্যানেজমেন্ট টুলসগুলো আপনার জন্য বেশ সহায়ক হবে । ফন্ট ম্যানেজমেন্ট যদিও সহজ কাজগুলোর . . .
আজ ঐতিহ্যবাহী একুশে ফেব্রুয়ারি । চেতনা স্থিত একুশে ফেব্রুয়ারি । ভাষার জন্য শহীদদের একুশে ফেব্রুয়ারি । ভাষা শহীদদের স্মরণের একুশে ফেব্রুয়ারি । মাতৃভূমিকে মুহব্বত করা ঈমানের অঙ্গ । মাতৃভাষাকে মুহব্বত করাও ঈমানের অঙ্গ । সুতরাং সে মাতৃভাষার জন্য যারা জীবন দান করেছেন ইসলামের দৃষ্টিতে তারা শহীদের মর্যাদা পাবেন । ভাষার জন্য শহীদ হওয়া ইতিহাসের বিরল ঘটনা । যা একমাত্র বাংলাদেশেই হয়েছে । অথচ অনেক [ . . . ]
এরপরে আমার নতুন কেনা নোকিয়া ফোনটারে ব্লুটুথ দিয়া লাগাইলাম । একগাদা সার্ভিস ইন্সটল হয়ে গেল । ফোনের গান পিসি থেকে বাজানো যায় , পিসির হেড ফোন দিয়ে কল দেওয়া যায় , সেই কল আবার রেকর্ডও করা যায় । আবার ইচ্ছামত এপিএন দিয়ে ইন্টারনেটে ঢোকাতো যায়ই , ফোনটারে নেটওয়ার্ক ডিভাইস হিসেবে চালানো যায় । আরো একগাদা জিনিস করা যায় যেগুলো লিনাক্সে ছিল না । লিনাক্সে তো আমার একটা ফাইল ট্রান্সফার করতেই কয়েকবার গুতাগুতি করা লাগত , ড্রাইভারের কথা নাই বা বললাম । একটা ফাইল ট্রান্সফার করেই নিজের বীরপুরুষ মনে হত । উইন্ডোজে দেখি ফোল্ডার সহ পাঠানো যায় , সাথে আবার এফটিপি দিয়ে ফোনের কন্টেন্ট ও ব্রাউজ ( সাথে ডিলিট ) ও করা যায় । না হতাশ হইলাম এই জানালা নিয়া !
এরপর রোববার গভীর রাতে অপর এক অভিযানে পদ্মা নদী দিয়ে শরীরের ফেন্সিডিল বেঁধে পাচারের সময় ৩৫৭ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করে পুলিশ । আটককৃত আলী হোসেন কুস্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাবাজার চরের বাসিন্দা বলে লালপুর থানার ওসি জানান ।
পঞ্চগড় , ২৪ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ডিউটিরত মেডিকেল অফিসার ডা . ফ ম আরিফুর রহমান ও মেডিকেল এসিস্টেন্ট আকতার হোসেন না থাকায় হাচিনা বেগম ( ১৮ ) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে । সে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরি গ্রামের মোজাহার হোসেনের স্ত্রী । এ ঘটনায় প্রসূতির আত্মীয় - স্বজন হাসপাতাল ঘেরাও করেছে । আজ শুক্রবার এ ঘটনা ঘটে । জানা যায় , সদর উপজেলার যতনপুকুরি গ্রামের মোজাহার হোসেনের স্ত্রী হাচিনা বেগম একলেমসিয়া রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাত ৩টা ৫০ মিনিটে সদর আধুনিক হাসপাতালে ভর্তি হন । এ সময় জরুরি বিভাগে ডিউটিরত মেডিকেল অফিসার ডা . ফ ম আরিফুর রহমান ও মেডিকেল এসিস্টেন্ট আকতার হোসেন হাসপাতালে ডিউটিতে থাকার কথা ছিল । কিন্তু তাদের একজন ছিলেন কোয়ার্টারে , অন্যজন কোথায় ছিলেন তা কেউ বলতে পারে না । এ অবস্থায় হাচিনা হাসপাতালে ভর্তি হলেও তাকে কোনো প্রকার চিকিৎসা দেয়া হয়নি । এভাবে বিনা চিকিৎসায় আজ শুক্রবার সকাল ১১টায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সে । এরপর থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রসূতির আত্মীয় স্বজন ও গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে হাসপাতাল ঘেরাও এবং হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা . বাহারাম আলীকে অবরুদ্ধ করে রাখে । প্রসূতির পরিবার অভিযোগ করে বলেন , ৮ মাসের অন্তঃসত্ত্বা হাচিনা পেটের ব্যথায় ছটফট করলেও সদর হাসপাতালে ভর্তির পর তাকে কোনো প্রকার চিকিৎসা দেয়া হয়নি । এ অবস্থায় ডা . মো . বাহারাম আলী প্রতিদিনের মতো চিকিৎসাধীন রোগীদের সকাল ১০টায় দেখতে আসলে তাকে বিষয়টি অবহিত করা হয় । এরপর তিনি হাচিনাকে দেখে অবস্থা সঙ্কটাপন্ন বলে তাকে ঠাকুরগাও হাসপাতালে ভর্তির পরামর্শ দেন । এর কিছুক্ষণ পরেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে । হাচিনার স্বামী মোজাহার হোসেন অভিযোগ করে বলেন , ভর্তির পর থেকেই চিকিৎসকের জন্য বারবার তাগিদ দেয়া হয়েছে । অথচ কোনো চিকিৎসককে পাইনি । জরুরি বিভাগে আলম নামে এক ওয়ার্ডবয় ছিল । এছাড়া আর কেউ ছিল না বলে জানান তিনি । এ ব্যাপারে আবাসিক মেডিকেল অফিসার ডা . বাহারাম আলী বলেন , রোগীটির একলেমসিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল । রাতে এ সময় ডিউটিতে ডা . ফ ম আরিফুর রহমান ও মেডিকেল এসিস্টেন্ট আকতার হোসেন থাকার কথা ছিল । কিন্তু আরিফুর রহমান হাসপাতালে না থেকে তার কোয়ার্টারে ছিলেন । এ প্রসঙ্গে অভিযুক্ত ডা . আরিফুর রহমান বলেন , আমি তো রাতে কোয়াটারেই থাকি । আমাকে এ ব্যাপারে মেডিকেল এসিস্টেন্ট কিছুই জানায়নি । এ বিষয়ে অপর অভিযুক্ত মেডিকেল এসিস্টেন্ট মো . আকতার হোসেন জানান , আমি সারারাত জরুরি বিভাগে ডিউটি করে সকাল ৮টায় বাসায় ফিরেছি । কোনো রোগী ভর্তি হলে আমার জানার কথা । এ রকম কোনো রোগী আমার হাত দিয়ে ভর্তি হয়নি । তাই তাকে চিকিৎসা দেয়ার কোনো প্রশ্নই ওঠে না । অথচ হাসপাতালের রেজিস্টার খাতায় হাচিনার ভর্তির সময় রাত ৩টা ৫০ মিনিট ও সিরিয়াল নং ৪২০১ / ২ পাওয়া গেছে । এ ব্যাপারে পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা . বদিউজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি । ড় ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এইউ / শাসি / ১৯ . ১৩ ঘ . )
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা মঞ্জুরের ওপর নির্মম নির্যাতনের ঘটনায় পাষণ্ড স্বামী হাসান সাঈদকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ( ডিবি ) ৷ হাসান সাঈদকে কেন গ্রেফতার করা হয়নি তা জানতে চেয়ে বুধবার সকালে একটি রুল জারি করেন হাইকোর্ট ৷ মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি থানার ওসি এবং ধানমণ্ডি সার্কেলের সহকারী পুলিশ কমিশনারকে ( এসি ) আজ সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির হতে বলা হয় ৷ রুল জারির কয়েক ঘণ্টা পরই বেলা সোয়া ২টার দিকে রাজধানীর উত্তর মুগদার এক আত্মীয়ের বাসা থেকে গোয়েন্দা পুলিশ হাসান সাঈদকে গ্রেফতার করে ৷ বুধবারও মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন হাসান সাঈদকে গ্রেফতারের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে ৷ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর বুধবার বিকালে রুমানার স্বামী হাসান সাঈদকে সাংবাদিকদের সামনে হাজির করা হয় ৷ এ সময় হাসান সাঈদ স্ত্রী রুমানার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনেন ৷ ডিবি পুলিশ ও সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন , কানাডায় থাকা অবস্থায় ইরানি বংশদ্ভূত নাভিদ তাহের বিন নামের এক যুবকের সঙ্গে রুমানা স্বামী - স্ত্রীর মতো বসবাস করেছে ৷ দেশে ফেরার পরও তার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন রুমানা ৷ সর্বশেষ রুমানার মোবাইল ফোনে নাভিদের একটি ম্যাসেজ তিনি দেখতে পান ৷ এছাড়া ফেসবুকেও রুমানা ও নাভিদের অন্তরঙ্গতার বিষয়টি তার নজরে পড়ে ৷ এসব বিষয় নিয়ে মনকষাকষির জের ধরেই ঘটনার দিন রুমানার সঙ্গে বাক - বিতণ্ডা ও ধস্তাধস্তি হয় ৷ তবে রুমানার ওপর নিষ্ঠুর আচরণের বিষয়টি তিনি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন ৷ হাসান সাঈদ জানান , ঘটনার পর তিনি পালিয়ে প্রথমে রাজধানীর ১০ পরীবাগের ইস্টার্ন কটেজের ( ফ্ল্যাট নম্বর ৬০৩ ) ভাইয়ের বাসায় চলে যান ৷ সেখান থেকে তিনি চট্টগ্রাম চলে যান ৷ আদালতে আত্মসমর্পণের জন্য মঙ্গলবার রাতে তিনি ফের ঢাকায় আসেন ৷ ঢাকায় এসে মুগদার এক আত্মীয়ের বাসায় ওঠেন ৷ আদালতে যাওয়ার আগেই দুপুরে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে ৷ ডিসি ডিবি ( দক্ষিণ ) মনিরুল ইসলাম জানান , আজ তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে ৷ আদালত রিমান্ড মঞ্জুর করলে তাকে ডিবি হেফাজতেই জিজ্ঞাসাবাদ করা হবে ৷
ঢাকা , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : বিএনপির গণঅনশনে যোগ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । বেলা ১২টায় বেগম জিয়া অনশনকারীদের সাথে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এসে যোগ দেন । বেগম জিয়া পৌঁছানো মাত্রই অনশনকারীরা দাঁড়িয়ে অভিবাদন জানান বিএনপির চেয়ারপারসনকে । কণ্ঠশিল্পী মনির খান , বেবী নাজনীন , রিজিয়া পারভীনসহ জাসাস নেতাকর্মীরা পরিবেশনা করে দলীয় সংগীত ও গণসংগীত । সাবেক মন্ত্রী রেদোয়ান আহমেদের নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টির একটি প্রতিনিধি দল বেগম জিয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে গনঅনশনে সংহতি প্রকাশ করে । রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বরে সকালে শুরু হওয়া বিএনপির গণঅনশন কর্মসূচি চলবে সন্ধ্যা পর্যন্ত । কর্মসূচিতে অংশ নিয়ে ইতিমধ্যে সংহতি বক্তব্য রেখেছেন জাতীয় সংসদের সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি , এবিএম আশরাফ উদ্দিন নিজান , মো . হারুনর রশিদ , একেএম হাফিজুর রহমান , স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ । এছাড়াও আজকের এই গণঅনশন কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর , দলের স্থায়ী কমিটির সদস্য ড . খন্দকার মোশাররফ হোসেন , ব্রিগেডিয়ার জেনারেল ( অব . ) আসম হান্নান শাহ , ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া , গয়েশ্বর চন্দ্র রায় , চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু , ড . ওসমান ফারুক , ডা . এজডএম জাহিদ হোসেন , ব্যারিস্টার শাহাজান ওমর , এড . আহমেদ আজম খান , ভাইস চেয়োরম্যান , আব্দুল্লাহ আল নোমান , সাদেক হোসেন খোকা , আলতাফ হোসেন চৌধুরী , এম হাফিজ উদ্দিন আহমদ , যুগ্ম মহাসচিব আমান উল্লাহআমান , সালাউদ্দিন আহমদ , বরকত উল্লাহ বুলু এমপি , মিজানুর রহমান মিনু , বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম , সহদফতর সম্পাদক আব্দুল লতিফ জনি , শামীমুর রহমান শামীম , আসাদুল করিম শাহীন , বিএনপি নেতা খোন্দকার আব্দুল হামিদ ডাবলু , যুবদলের সভপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল , সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরব , স্বেচ্ছাসেবক দলের এবিএম মোশাররফ হোসেন , শফিউল বারী বাবু , বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এমপি , এনডিপির গোলাম মোর্ত্তজা , ন্যাপের জেবেল রহমান , এনপিপির শওকত হোসেন নিলু , জাগপা সভাপতি শফিউল আলম প্রধান , আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহামুদুর রহমান , জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ , ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম , ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান , সেক্রেটারি হামিদুর রহমান আযাদ এমপি , ডা . শফিকুর রহমান , ব্যারিস্টার আব্দুর রাজ্জাক , খেলাফত মজলিসের মাওলানা ইসহাক , লেবার পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডা . মুস্তাফিজুর রহমান ইরান প্রমুখ উপস্থিত রয়েছেন । এদিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ( বিএফইউজে ) মহাসচিব শওকত মাহমুদের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ বিএনপির গণঅনশন কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন । বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব থেকে ব্যানারসহ মিছিল নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বিএনপির গণঅনশনস্থলে পৌঁছান । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ , সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ , ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহিদ , সাধারণ সম্পাদক মো . বাকের হোসাইন , বিএফইউজের সহসভাপতি আমিরুল ইসলাম কাগজী , বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মীর আহমেদ মিরু , জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী , ঢাকা রিপোর্টারস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াছ খান প্রমুখ নেতৃবৃন্দ । বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি হামলা - মামলাসহ দমন - নিপীড়নের প্রতিবাদ এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে এ অনশন কর্মসূচি পালন করছে বিএনপি । কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বরে সমবেত হতে থাকেন । ( শীর্ষ নিউজ ডটকম / কেএইচ / এফএম / এএইচ / সস / ১৫ . ৪০ঘ . )
২ ) ক্লাশ ফাইভ ' এ পড়ি । চট্টগ্রামে স্কুলের অনুষ্টান । লাল নীল কাগজ সুতায় বেধে মাঠের এ মাথা হতে ও মাথা লাগাতাম । সে দিন খালি পায়ে স্কুলে যেতাম । সারা সকাল পুরো রাজপথ হাটতে হত ছেলে মেয়েরা । সামনে থাকতো স্যার এবং মেমগন । আমাদের হাতে থাকতো অ , আ , ক , খ ইত্যাদি বর্ণমালার ব্যানার , কার্টুন , পতাকা । সারা এলাকা ঘুরে এসে শহীদ মিনারের সামনে গাইতাম " আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী - আমি কি ভুলিতে পারি " ।
খুলনা , ১০ জুলাই : পুলিশের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান সভাপতিসহ ১৮ আইনজীবী । রোববার সকালে তারা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্বপন কুমার সরকারের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন । আদালত শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তাদেরকে জামিন দেন । খুলনা থানার এস আই পুষ্পেন দেবনাথ গত বৃহস্পতিবার রাতে ২০ জন আইনজীবীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৩০ / ৪০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন । মামলায় অভিযুক্ত করা হয় জেলা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ হোসেন রনি , সাবেক সভাপতি আব্দুল্লাহ হোসেন বাচ্চু , এস আর ফারুক , জিল্লুর রহমান , গোলাম মওলা , মাহফুজুর রহমান মফিজ , শেখ হাফিজুর রহমান , আবুল হোসেন হাওলাদার , লতিফুর রহমান লাবু , ইমাম হোসেন , মাসুদ , কবির হোসেন , লস্কর শাহ আলম , আনিস , রফিকুজ্জামান , অনুরাগ ব্যানার্জি , রেজাউল , রকিব , শহিদুল ইসলাম এবং নূরুল হাসান রুবাকে । এদের মধ্যে জিল্লুর রহমানকে পুলিশ শনিবার রাতে নগরীর সাউথ সেন্ট্রাল রোড থেকে গ্রেফতার করে । তবে রকিব নামে খুলনা বারে কোনো আইনজীবীর সন্ধান মেলেনি । এজাহারে বাদি অভিযোগ করেন , গত ৬ জুলাই হরতাল চলাকালে খুলনা জেলা জজ কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে হরতাল সফল করতে আইনজীবীরা লাঠি - সোটা , ইট - পাটকেল নিয়ে জঙ্গি মিছিল সহকারে মারমুখি ও আক্রমণাত্মাক ভঙ্গিতে অবস্থান করে । তাদের এ অবস্থানের ফলে জনসাধরণের চলাচলে বাধা সৃষ্টি হয় । তারা এ সময়ে মারমুখি আচরণ করতে থাকে এবং যানবাহন ভাঙচুরের চেষ্টা করে । খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তাদেরকে গালাগাল করে , ইট - পাটকেল ছুঁড়ে মারে , লাঠি দিয়ে আঘাত এবং কিল ঘুষি মেরে আহত করে । জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ হোসেন রনি জানান , ৬ জুলাই হরতাল চলাকালে পুলিশ প্রেস ক্লাবের সামনে থেকে অ্যাডভোকেট মশিউর রহমান নান্নুকে অন্যায়ভাবে গ্রেফতার করে । এর প্রতিবাদে দুপুরে আইনজীবীরা আদালত এলাকায় শান্তিপূর্ণভাবে মৌণ মিছিল বের করে । মিছিলটি কোর্ট চত্ত্বর প্রদক্ষিণের সময় পুলিশ অতর্কিতে ঘটনাস্থলে পৌছে এবং এসি আলিমুজ্জামান , ওসি কামরুজ্জামান , এসআই পুষ্পেন দেবনাথ , ইন্সপেক্টর শাহজাহানের নেতৃত্বে বিনা কারণে আইনজীবীদের ওপর হামলা চালানো হয় । বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতির জরুরি সভায় দায়ি পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারী মামলা করার সিদ্ধান্ত নেয়া হয় । এ খবর জানতে পেরে পুলিশ তড়িঘড়ি করে সন্ধ্যার পরে থানায় মামলা করলেও দুপুরে মামলা রেকর্ড হয়েছে বলে দেখানো হয় । রোববার জামিনে আবেদন করা হলে আদালত জামিন মঞ্জুর করেন । তিনি জানান , খুব শিগগিরই পুলিশের বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারী মামলা হবে । বার্তা২৪ ডটনেট / ইএম
নীলফামারী প্রতিনিধি : গত সোমবার ভোর ৩টার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলা ৩ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে কমপক্ষে ৫০টি পরিবারের ঘরবাড়ি বিধ্বস্থ হয় । ঘর চাপা পড়ে ঘটনাস্থলে মারা গেছেন এক গৃহবধূ । জলঢাকা থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারওয়ার হোসেন জানান , সোমবার ভোর ৩টার দিকে গোলমুন্ডা , গোলনা ও সউলমারী ইউনিয়নের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে মাত্র ১৫মিনিট স্থায়ী আকস্মিক কালবৈশাখী ঝড় বয়ে যায় । এতে ওই ৩ইউনিয়নের ১৫টি গ্রামের প্রায় ৫০টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্থ হয় । গোলমুন্ডা ইউনিয়নের পশ্চিম গোলমুন্ডা গ্রামের মাহবুবর রহমানের স্ত্রী শিল্পি বেগম ( ১৮ ) ঘর চাপা পড়ে মারা যায় । আহত হয় তার স্বামী মাহবুবর রহমান ( ২৭ ) । তিনি জলঢাকা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
আমিনাকে তাড়াইয়া দিয়া এছাক ভাবনায় পড়িল । মাঝরাতে তার মনোবৃত্তি পাশবিকতায় রুপান্তরিত হইল । সে কি ভাবিয়া চুপি চুপি আমিনার পিতৃগৃহে আসিয়া পৌঁছিল ।
ভাই আজকে এক জায়গায় লাইলাতুর রাগাইব এর ফাযাইল - ফযিলত নিয়ে আলোচনা করা হয়েছিলো তখন সেখানকার মানুষেরা যেন আসমান থেকে পরলো , তারা বলে যে আমরা তো কোনও দিন এই বিষয়ে কোনো কথাি শুনি নাই মানে এই বিষয়ে তারা কিছুই জানে না , তখন তাদেরকে বলা হল তালে বুঝেন ভাই আমাদের দেশের কি অবসথা ? যেখানে ৯৭ % মুসলমান সেখানে মুসলামানদের ধরমীয় কোনো বিষয় নিয়ে আলোচনা হয় না , কোনো আয়োজন করা হয় না । নাঊযুবিল্লাহ ! অতএব , সরকারের অবশ্যই দায়িত্ব এবং করতব্য হল মুসলামানদের সমসত ধরমীয় বিষয় গুলো নিয়ে আলোচনা করা এবং আয়োজন করা ।
ঢাকা , ১২ জুলাই : চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক উল্টে ৪১ স্কুলছাত্র নিহত হওয়ার খবর শুনে আবু তোরাব উচ্চবিদ্যালয়ের প্রায় ১০ জন ছাত্রী শোকে মূর্ছা গেছেন । এদের মধ্যে চারজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষ এ কথা জানিয়েছেন । সোমবার ফুটবল খেলা দেখে . . . . বিস্তারিত »
বই আমার প্রার্থনা - আরাধনা - স্বপ্ন - সাধনা আর বইমেলা উৎসব আনন্দ আমার ভালবাসা । তবে বাংলা একাডেমীর একুশের বইমেলা ফেব্রুয়ারি বইমেলা এ আমার চেতনা অঙ্গীকার - অধিকার - এ এক প্রাণের মেলা বাংলা ভাষা সাহিত্য - সংস্কৃতির বিজয় মেলা । এইমেলা শুধু গ্রন্থমেলা বা নতুন গ্রন্থের প্রকাশনাই শুধু নয় , নতুন পথের শপথের সন্ধান মেধা - মনন - জ্ঞানের উদার অনুভূতি ভালোলাগা প্রেম এবং বিস্ময় । আমার স্মৃতিতে কবি জসীম উদ্দীন - সুফিয়া কামাল - হাসান হাফিজুর রহমান , সানাউল হক , শামসুর রহমান , শওকত ওসমান , মাযহারুল ইসলাম , মাহবুব উল আলম চৌধুরী , নীলিমা ইব্রাহিম , আবু জাফর ওবায়দুল্লাহ মোহাম্মদ মনিরুজ্জামান , কামরুল হাসান , কলিম শরীফ , কতোজনের সঙ্গে এই বইমেলায় হেঁটেছি , আড্ডা সংগ্রামে আন্দোলনে উদ্দীপ্ত উচ্চকিত হয়েছে হুমায়ুন আজাদ , খালেদা এদিব চৌধুরী , সমুদ্রগুপ্ত , রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ , ত্রিদিব দস্তিদার তাঁদের বইমেলায় খুঁজি স্মৃতি হাতরে ফিরি আবার আলোড়িত আলোকিত হই - শানিত হই মহাকাল । বইমেলায় বই প্রকাশক , পাঠক , লেখক শ্রোতা দর্শক সব একাকার হয়ে যাই নতুন চিন্তা সৃষ্টি সৃজন আর বাহান্নে একাত্তরে ফিরে যাই বার বার । ফিরে আসি বারবার মাইকেল , রবীন্দ্রনাথ , নজরুল , জীবনানন্দ , সুকান্তে আর বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মধন্য বাংলা ভাষা । বাংলাদেশ আমাদের অহংকারে উজ্জীবিত হয় বইমেলায়
ওরে বাব্বা , এইটা আবার কেমুন ব্লগরে … . এই খানে দেহি কমেন্টও মডারেশনের অপেক্ষায় থাহে । . . রাইসু সামহোয়্যারে মানুষের গলা চিইপ্যা ধরার কিছু নীতি প্রস্তাব করছিল , এখানে কী সেই নীতিই অনুসরণ করা হয় । এই ব্লগের মডারেটর কারা রে বাবা , তুমরা জানলে ইকটু জানাও । রাইসুও কী আছে … মিডিয়াগুলা এখন ব্লগ খোলার দিকে ঝুকছে কেনরে বাবা , কিছুই তো বুঝবার পারতাছি না ।
গাইবান্ধা , ২৯ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনে কারচুপির প্রতিবাদ ও ভোট পুনঃগণনার দাবিতে বামনডাঙ্গা রেল স্টেশন এবং সড়ক পথ অবরোধ করা হয় । আজ . . . . বিস্তারিত পড়ুন »
খাতির যদি জমাতে চাও সব সেরাকে বেছে নাও ।
আমরা কজন জানি গোল , ত্রিভুজাকৃতি বা স্কয়ার সাইজের বিভিন্ন সাইনবোর্ডে যেসব লেখা থাকে সেগুলোর গুরুত্ব কোনটার কতখানি ? আপনি কি জানেন রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতে হয় ? যদিও জেনেও থাকেন তাহলে একদিন রাস্তায় বের হয়ে কয়েকজন পথচারীকে এটা জিজ্ঞেস করবেন । দেখবেন আপনাকে নিখাদ পাগল বলে আখ্যায়িত করবে !
বাগেরহাট , ১০ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : বাগেরহাটে খাদ্য অধিদফতরের টেস্ট রিলিফের ৬শ ' বস্তা গমসহ ট্রলার চালককে আটক করেছে কোস্টগার্ড । আজ রোববার সকালে শহরের মাঝিঘাট থেকে তাকে আটক করা হয় । . . . . বিস্তারিত পড়ুন »
এছাড়া জেলা কমিটিতে বিভাগীয় উপসম্পাদক হিসেবে স্থান পেয়েছেন সালাউদ্দিন আহমদ পারভেজ , মনজুর আহমেদ মনজু , আব্দুল বাছিত রুম্মান , ইমরান জাকির , টিপু রঞ্জন দাস , ঈসা আলম , তারেক আহমদ , সুদিন তালুকদার , পলাশ মজুমদার , নাজমুল ইসলাম নজিব আলী , হামজা হেলাল , হেলাল আহমাদ , শামীম আহমদ সিরাজী , রুমেল সিরাজ , রায়হান আহমদ , শিবিবর আহমদ , জুবায়ের আহমদ ও বদরুল আহমদ ।
আস্সালামু আলাইকুম । ভাই , আমি ঘন্টা তিনেক আগে মেডিটেশন কোর্স ( কোয়ান্টাম মেথড , সিলভা মেথড ইত্যাদি ) এর ব্যাপারে কোরআন - সুন্নাহ্র আলোকে একটি নির্দেশনা চেয়ে প্রশ্ন রেখেছিলাম এখানে । এখন এসে দেখতে পাচ্ছি সেটা নেই । সেটা কি মুছে দেয়া হয়েছে ? নাকি অন্য কোনো ত্রুটি ?
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন : এরকম একাকী দিন আমিও কাটাইছি . . একা একা ভাত রাঁধছি . . একা একা ডালও রাধছি . . তয় , . . . আপনার মতো পরিচিত মেয়ে আছিল না . . .
পাঙ্খা হচ্ছে প্রজন্মের দেয়া একটা বিশেষ সুবিধা , যেখানে আপনি রেপিডশেয়ারের প্রিমিয়াম একাউন্টের ফীচার উপভোগ করতে পারবেন । আর আপনার পিন নাম্বারটি হচ্চে পাঙ্খায় ঢুকার চাবিকাঠি । পিন নাম্বার আর আপনার ইউজার আইডি ( সদস্য নাম্বার ) ( প্রোফাইল লিংকটি খেয়াল করুন শেষের দিকে useridMMM জাতীয় একটা নাম্বার পাবেন । MMMM হচ্ছে আপনার ইউজার নাম্বার । ) এই দুইটি জিনিস হাতে নিয়ে http : / / pankha . info তে গেলেই আশা করি বুঝে যাবেন ।
নারায়ণগঞ্জ , ১২ জুলাই : নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ করে অপসারণ দাবি করেছে সড়ক ও জনপদ বিভাগের ঠিকাদার সমিতির কর্মকর্তরা । মঙ্গলবার সকালে এসব অভিযোগ তুলে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের ঠিকাদার সমিতি ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের . . . . বিস্তারিত »
ছ িবটা তুেল িছলাম খাগড়াছড়ির অিধবাসীেদর জীবন যাপন - এর উপর । পুরুষ রাখাল ও মহিলা রাখাল … . ব্যাপারটা আমার কােছ হাস্যকর লাগছে ।
বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান সাবিবর ইউসুফ জানান , মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো বাংলাদেশের পাটের প্রধান ক্রেতা । এখান থেকে মূলত সুতা কিনে তারা কার্পেট ইন্ডাস্ট্রিতে ব্যবহার করে । কিন্তু বর্তমানে ওইসব দেশের রাজনৈতিক পরিসিস্থতি এত বেশি খারাপ যে , কার্পেট ইন্ডস্ট্রিগুলো ঠিকমতো চলছে না । এই সংকট কবে কাটবে তাও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না । ফলে দেশের কৃষক যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে , তেমনি এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরাও ক্ষতির মুখে পড়ছেন । বেশিরভাগ ইয়ার্ন ফ্যাক্টরি উৎপাদন কমাতে বাধ্য হয়েছে , অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় যায় অবস্থায় রয়েছে ।
লিভিং আর্টস ফেব্রুয়ারি ৬ , ২০১১ @ ৯ : ৫৩ অপরাহ্ন
সূরা রাহ্মান ( মদীনায় অবতীর্ণ ) , আয়াত সংখাঃ ৭৮
আমাদের এলাকার এক ব্যক্তি হজ্বে যাচ্ছেন । তাঁর স্ত্রী ইতিপূর্বে নিজের ফরয হজ্ব আদায় করেছেন । এখন আমি কি আমার পিতার বদলী হজ্ব ঐ মহিলাকে দিয়ে করাত পরব ? কোনো মহিলা কি পুরুষের বদলী হজ্ব করতে পারে ?
জয়পুরহাট প্রতিনিধি , ২২ জুন ( বিডিন্যাশনাল নিউজ ডটকম ) : - মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত মধ্যরাতে জয়পুরহাটের পার্শ্ববর্তী নওগাঁর সাপাহার উপজেলার জবাই ব্রিজ এলাকা থেকে ১৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৫বোতল ফেনসিডিল সহ আব্দুল্লাহ ও জুয়েল বাবু নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক
হাঁটুপানির জলদস্যু দাঁতাল বাঁশখোর একদিন দুপুরে পাটশাক দিয়ে ভাত খেয়ে তার প্রকাণ্ড ময়লা দু ' টি দাঁত খোঁচাচ্ছিলো একটি ইমপোর্ট করা খিলাল দিয়ে , এমন সময় ফোনটা ঝনঝন করে বেজে উঠলো । দাঁতাল ফোনের বোতামে টিবি দিয়ে বললো , " হেলু হেলু ! দাঁতাল কইতেছি ! " ওপাশে বন ও পশুসম্পদ মন্ত্রী উদ্বিগ্ন গলায় বললেন , " কে , বাঁশখোর ভাইয়া ? " দাঁতাল দাঁত বের করে বললো , " হ । আপনে ক্যাঠা ? " মন্ত্রী সালাম দিলেন , তারপর নিজের পরিচয় দিলেন । তারপর বললেন , " আপনি খবরের কাগজ পড়েন ভাইয়া ? " দাঁতাল উদাস গলায় বললো , " নাহ । আমি খবরটবর ভালু পাই না । খবরের ধারণাটাই ভুল । কতগুলি লোক মিল্লা একটা ঘটনারে নিজেগো মনমতো , নিজেগো মননমতো মাইনষের চোক্ষের সামনে তুইলা ধরন ঘটাইতে চায় , সেইটারে মাইনষের মনে বীজ হিসাবে বপন করন হওয়াইতে চায় , মাইনষের মনে যে বিচ্ছিন্ন ভাবনা , যে পরস্পর সংলগ্নতাহীন ধারণাগুলি আছে , সেগুলিরে মোচন করাইয়া নিজেগো ফ্যাসিবাদী সাম্রাজ্যবাদী চিন্তাগুলিরে রোপন করন ঘটন হওয়াইতে চাওন করে । ফরহাদ মগবাজার ভাই কইছেন , খবর বইলা আসলে কিছু নাই । আছে কেবল খাবরিকতা । " মন্ত্রী ভ্যাবাচ্যাকা খেয়ে বলেন , " কিন্তু ভাইয়া , আপনি কি জানেন , আমাদের চিড়িয়াখানার একমাত্র গণ্ডারটা যে ইন্তেকাল করেছে ? " বাঁশখোর মনে মনে একটু খুশিই হয় । যাক , কম্পিটিশন কমলো । সে বলে , " গণ্ডারের মৃত্যুর খবর লৈয়া বৈসা থাকলে তো আমার চলবে না । আমার আরো জরুরি কাজ কাম আছে । আপনি কী কৈতে চান এই বেলা কৈয়া জল্দি জল্দি ফুনখানা রাখন করন ঘটান না কেন ? " মন্ত্রী বলেন , " দ্যাখেন , গণ্ডার আমাদের চিড়িয়াখানার গর্ব । " বাঁশখোর শুনে যায় । মন্ত্রী বলেন , " একমাত্র গণ্ডারটা মারা যাবার পর চিড়িয়াখানা এখন এতিম । দর্শক কমে গেছে । " বাঁশখোর বলে , " আরেকটা আনায়া লন । তাহইলেই তো হয়া যায় । নেপালে এখন মাওবাদী সরকার । উনাদের কাছে গিয়া শুধু আমার নামটা কৈবেন । বলবেন জাহাঙ্গীরজঙ্গল বিশ্ববিদ্যালয়ের দাঁতাল বাঁশখোর আপনাকে পাঠাইছে । গণ্ডার পাইয়া যাবেন এক প্লাটুন । " মন্ত্রী বলেন , " না ভাইয়া । ভুল করছেন । গণ্ডারের জন্য কেনিয়া সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে । উনাদের গণ্ডারগুলি বিশ্বসেরা গণ্ডার । " বাঁশখোর একটু ক্ষেপে ওঠে । " হৈছে হৈছে , গণ্ডারের খোসামুদি আর কত করবেন ? কী কৈতে চান তাহইলে ? গণ্ডার তো পাইয়াই গেছেন ! " মন্ত্রী বিনীত সুরে বলেন , " ভাইয়া , মাত্র তো অর্ডার দেয়া হয়েছে । উনারা গণ্ডার ধরবেন , প্যাক করবেন , জাহাজে করে পাঠাবেন , সব মিলিয়ে মাস তিনেক লাগবে আসতে আসতে । আপনি এই সময়টা আমাদের একটু উপকার করেন । " বাঁশখোর বলে , " কীরম উপকার ? " মন্ত্রী বলেন , " এই একটু গণ্ডারের খাঁচায় মাঝে মাঝে গিয়ে একটু বসবেন । " বাঁশখোর রাজি হয়ে যায় । এরপর চিড়িয়াখানায় অবসরে গিয়ে গণ্ডারের খাঁচায় বসতে শুরু করে বাঁশখোর । সন্ধ্যার দিকে খাঁচা ছেড়ে বেরিয়ে আজিজের আড্ডায় যায় । আবার দুপুরের দিকে খাঁচায় একটু বসে । জ্যাক লাকা , ফুকো , দেরিদার কিছু বই সাথে নিয়ে যায় । পাতা উল্টায় । বিড়ি খায় । এদিকে লোকজনের ভিড় ভেঙে পড়ে গণ্ডারের খাঁচার সামনে । কেউ কেউ ফুলকপি কিনে ছুঁড়ে দেয় খাঁচার ভেতরে । চিড়িয়াখানার স্টাফরা রা রা করে তেড়ে আসে , কারণ পশুকে খাবার খাওয়ানো নিষেধ । বাঁশখোর গলা খাঁকারি দিয়ে বলে , এক্টু ডাইলপুরি দেন না কেউ ? কাচা ফুলকপি ক্যাম্নে খামু ? চিড়িয়াখানা মোটামুটি সরগরম হবার পর একদিন গণ্ডারের রক্ষণাবেক্ষণকারী খাবার নিয়ে আসে ঝুড়িতে করে । বাঁশখোর সরেস দেখে একটা বাঁশ নিয়ে চিবিয়ে খায় , আর বলে , " গণ্ডারটার হৈসিলো কী ? মরলো ক্যান ? " রক্ষণাবেক্ষণকারী অশ্রুসজল চোখে বলে , " স্যার , দর্শকগুলির দোষ স্যার ! সারাটাক্ষণ ত্যক্ত করতো বেচারা জীবটারে । " বাঁশখোর বলে , " ক্যাম্নে ত্যক্ত করতো ? " রক্ষণাবেক্ষণকারী বলে , " স্যার , আজেবাজে কথা বলতো খালি ? " বাঁশখোর বলে , " কী কথা ? " রক্ষণাবেক্ষণকারী মাথা নিচু করে বলে , " বলতো . . . বলতো . . . বলতো ঐ ব্যাটা গণ্ডার , তোর গায়ে নাকি দাঁতাল বাঁশখোরের চামড়া ? " বাঁশখোর বলে , " তারপর ? " রক্ষণাবেক্ষণকারী বলে , " তারপর আর কী ? গণ্ডারটা লজ্জায় মইরা গেলো ! "
মাঝে মাঝে খুব ইচ্ছে করে একলা হই । মানুষ হয়ে জন্মাবার একটা বড় সুবিধা বা অসুবিধা যেটাই বলি না কেন , তা হল , প্রচন্ড ভীড়ের মাঝেও একাকিত্বের স্বাদ নিতে পারা । চারিদিকে হই - হুল্লোড় , চিৎকারের মাঝে হুট করে নিজের মনে হারিয়ে যাওয়ার একটা সুযোগ যেমন থাকে , তেমনি আবার অনেক সময় একলা হতে চাওয়াটার পূর্ণতা প্রাপ্তি হয় না এই কোলাহলের কারণেই . .
আপনি কোন দলের সমর্থক ? সেক্টর কমান্ডার মেজর জলিল , আমার প্রিয় নেতা যখন ইসলামের কথা বলা শুরু করল , ভারতকে বাধা দিল আমাদের সম্পদ গুলি না নেওয়ার জন্য , তোমরা আমাদের সাহায্য করছ , তাই বলে কি আমাদের সম্পদ নিয়ে যাবে , তখনই সে রাজাকার হয়ে গেল । আপনারা আমার প্রিয় নেতা সেক্টর কমান্ডার . . .
টাঙ্গাইল , ১০ জুলাই : হরতাল চলাকালে টাঙ্গাইলের ঘাটাইলের কদমতলী এলাকায় বেলাল হোসেন নামে একজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত । রোববার সকাল ১১ টায় এ রায় দেয়া হয় ।
যা কিছু মজার তার সাথেই আমি আছি ! এই ব্লগে প্রাত্যাহিক জীবনে যেসব মজার মেইল পাই , ফেসবুক পোস্ট পাই অথবা বহুল চর্বিত জুকশ পাই তাই তুইলা রাখমু ! কেও যদি পড়ে সেইডা বোনাস ! নিজের সংগ্রহে রাখাটাই বড় কথা !
কিয়ামতের দিন মানুষের মুক্তি দুটি বিষয়ের উপর সীমাবদ্ধ থাকবে । যথা ঈমান ও সৎ আমল । ঈমান অর্থ্যাৎ , আল্লাহর সত্ত্বার প্রতি , রাসূলের প্রতি , আখেরাতের প্রতি ফেরেশতাদের প্রতি , কিতাবসমূহের প্রতি এবং তাকদীরের
বাংলাদেশে চট্টগ্রাম জেলার মীরসরাইতে সোমবার ট্রাক খাদে পড়ে ৪৪ জন স্কুল ছাত্র নিহত হওয়ার একদিন পরও মায়ানি ইউনিয়নের গ্রামগুলোতে শোকের মাতম চলছে ৻
" আঁধার কালো পথের মাঝে বন্ধু আমার আলো বন্ধু বিহীন ধুসর জীবন লাগে না আর ভালো । " - - ভালো লাগলো |
আমনের এই সহানুভূতির জন্য আন্তরিক সালাম ও ধৈন্যবাদ জানাই । সেই সাথে বাংলা ব্লগের সমস্ত কর্মকর্তা ও কর্মচারীদের জানাই অশেষ আন্তরিক সালাম ও অভিনন্দন । যাদের অক্লান্ত পরিশ্রমের অবদান আজকে আমাদের বাংলায় লেখা । সত্যিই ওনাদের কাছে চিরঋনি । কথায় বলে " মাতৃভাষা সুখের ভাষা - খোদার সেরা দান " । বিদেশ বিভূঁইয়ে বাংলা ভাষায় লিখতে পাইরা যেন মাযের কোলেই ঘুমাইতেছি । . . এমন আত্নহারা আনন্দের কথা লিখার ভাষা আমার জানা নাই । কে বলে আমরা জানিনা ? সবই পারি । আমরাই করব " জয় " । আপনাদের এ অবদান " চির - জাগ্রত " থাকুক এই কামনায় মেঘনার মাঝি । আল্লাহ্ আপনাদের সহায় হউন । - - - খোদা হাফেজ - - -
প্রজন্ম ফোরাম , বাংলা ফোরাম , বাংলা , বাংলাদেশ , করি বাংলায় চিৎকার , বাংলা বিষয়ক উম্মুক্ত আলোচনা , বিশ্বের প্রথম ইউনিকোড ভিত্তিক বাংলা ফোরাম , রাজনীতি , তথ্য প্রযুক্তি , শিল্প , কলা সাহিত্য , ব্যবসা - বাণিজ্য , পড়াশোনা , প্রবাস জীবনের অভিজ্ঞতা , হাসির বাক্স , রোমাঞ্চ , বটগাছ , আলোচনা
সেদিন এজলাসে দাঁড়িয়ে যখন আমার ফাঁসির কথাটি বিচারকের কাছ থেকে শুনতে পেলাম তখন আমার হৃদয়ে শেষভাগে ৩২ ফিট সিডর বয়ে গেল । এজলাসে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বললাম মাই লর্ড আমি রূপাকে
এই লাইনের জন্মদাতা সুমন চট্টোপাধ্যায় ওরফে হালের সুমন কবির । তারে জন্মদাত্রী ডাকবেন কিনা সেইটা আপনার উপর ছাইড়ে দিলাম
জামায়াতের আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তির দাবিতে সাঁথিয়ার গৌরি বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । এলাকাবাসীর পক্ষ থেকে এই মিছিল বিকেলে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । তাদের প্রাণপ্রিয় নেতা মাওলানা নিজামীর বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাকে অবিলম্বে মুক্তির দাবিতে এ মিছিলে শত শত মানুষ অংশ নেয় । এ সময় মিছিলে উপস্থিত ছিলেন , মিজানুর রহমান , ডা . মাহবুব মোর্শেদ , মনছুর আলম , শহিদুল্লাহ প্রমুখ । দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার [ . . . ]
পুলিশ সুপার জামিল আহমদের দাবি , হরতালের কোনো পরিবেশ ব্রাহ্মণবাড়িয়ায় নেই । সহিংস ঘটনা রোধে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে ।
ঠাকুরগাঁও , ১২ জুলাই : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে পাকা সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে । সোমবার বিকেল সাড়ে পাঁচটায় মাহনচন্ডি মোড় থেকে বড়পলাশবাড়ি ও পুলহাট পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের ফলক উম্মোচন করেন বিজ্ঞান , তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় সর্ম্পকিত . . . . বিস্তারিত »
বাংলা বাজার ঢাকার সবচেয়ে পুরনো এলাকা , যা মুঘল যুগের আগেও ছিল । অনেকে মনে করেন , কোন কোন পর্যটক যে ' বাঙ্গালা ' শহরের উল্লেখ করেছেন তার কেন্দ্র ছিল এই বাংলা বাজার । অনেকের মতে সুলতানী আমলে যখন ' বাঙ্গালা ' শব্দটি জনপ্রিয় হলো তখন প্রতিষ্ঠা করা হয়েছিলো এ বাজারের । এ সম্পর্কে সঠিক কিছু বলা যায় না ।
দ্বিতীয় প্রকাশে জনশ্রতিতে আছে বায়েজিদ খাঁ নামক মুগল সেনাপতিকে নাকি প্রেরণ করা হয়েছিল হাওড় অঞ্চলে ঈশা খাঁর অগ্রগতিকে রোধ করার জন্য । ঈশা খাঁ তখন অবস্থান নেন হাওড় এলাকার নদী পরিবেষ্ঠিত ঘাগড়া অঞ্চলে , তখন বায়েজিদ খাঁ অবস্থান নেন ঘোড়াউত্রা নদী হতে দুই মাইল পশ্চিমে বর্তমান বাজিতপুরে । তবে তিনি ঈশাখাঁর সাথে কখনও কোন যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন কিনা কিংবা হলেও যুদ্ধের ফলাফল কি হয়েছিল সে সম্বন্ধে কোন বিসত্মারিত ইতিহাস না থাকায় এটি তেমন বিশ্বাস বা সমর্থনযোগ্য বলে মনে হয় না । আর তাছাড়া এখানে তাঁর স্থায়ী ভাবে বসবাসের কোন নিদর্শন পাওয়া যায় না । অস্থায়ী বাসস্থানকে প্রথমে বায়েজিদপুর পরে বাজিতপুর নামে ডাকা শু্রু হতে পারে । তবে প্রথম জনশ্রুতিটিই অধিকতর গ্রহণযোগ্য বলে মনে হয় ।
সকালে হরতালকারীরা মিছিল করার প্রস্ততি নেয়ার সময় পুলিশ তাদের গ্রেফতার করে ।
বনের অন্যান্য পশুপাখি বানরের ভাগ্যে ঈর্ষা অনুভব করিতে শুরু করিল । তাহারা এত কষ্ট করিয়া রাজাকে তৈল মর্দন করিয়া রাজার শুভদৃষ্টির আওতায় আসিতে পারে না । আর বানর কি না এক খোঁচায় সিংহের মন জয় করিয়া লইল । ইহা কিভাবে মানিয়া লওয়া যায় ? আমরাও খোঁচাখুচি শিখিব । যা ভাবা , তাই কাজ । শুরু হইল খোঁচাখুচি । এ ওকে খোচা দেয় তো ও দেয় সে কে । খোঁচার মহাৎসব শুরু হইল সারা রাজ্যে । এই খোঁচাখুচিতে সবথেকে এগিয়ে জনাব গর্ধব চন্দ্র যাকে গাধা নামে ডাকা হইয়া থাকে । সে যাকে পায় তাকেই খোচায় । একদিন বাঘ্র মহাশয় ঘুমাইয়া ছিলেন । গাধা নিজেকে নিয়ন্ত্রন করিতে পারিল না । দিল এক খোঁচা । আর যাবে কোথায় ? একে তো বাঘ্র মহাশয়ের কাচা ঘুম ভেঙ্গে গেছে , তার উপর ক্ষুধাও লেগেছিল । দেরী না করে বাঘ্র মশাই দিল খোঁচা , মানে থাবা । সেই থাবায় গাধার এক কান গেল কেটে । কান কাটা গাধা দেখে বাঘ্র মহাশয় খিদা ভুলে হাসিতে লাগিলেন । গর্ধব আর কি করিবে ? গিয়ে রাজা সাহেবের কাছে নালিশ জানাইলেন । সিংহ দেখিল , বিষয়টা গুরুতর । সারা রাজ্য খোঁচাময় হইয়া গিয়াছে । সবাই কাজ কর্ম বাদ দিয়া খোঁচাখুচিতে ব্যস্ত । সবাই পরোপকারও ভুলে গেছে । কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা বাদ দিয়া খোঁচা মারিতে থাকে । অতএব খোঁচা বন্ধ । এই রাজ্যে আর কেউ খোঁচা মারিতে পারিবে না । খোঁচার উপর নিষেধাজ্ঞা দিয়ে সারা রাজ্যে ঢেরা পেটানো হইল । যে খোঁচা দিবে তার শাস্তি নির্ধারিত হইল , ৫০ বার নিজেই নিজেকে খোঁচা দেয়া । খুব শীঘ্রই রাজ্য থেকে সকল প্রকার খোচাখুচি বিদায় নিল ।
@ হাদা রাম , ওরে ভাই বুকে আসেন এই শীতে মুলা ক্ষেত কইরালই
পুলাপান আগে হুন সাইয়া নিকের উপকারিতা । ১ - বস্তাপচা কবিতা যা কাউয়াও পড়ে না তাতেও পাইবা পেলাস । ২ - জীবনেও পাবানা মাইনাস । ৩ - ব্লগীয় লুলদের কল্যানে পাবা অসংখ্য হিট । ৪ - স্ট্যাটাস চেন্জ হওয়ার সম্ভাবনা খুব কম । এবার আস নিক খুলার নিয়মাবলি করি বর্ণনা ১ - নিক নিবা কাব্যিক । যেমন ধর অন্ধকারের গান / জোছনায় চাদের খেলা এধরনের ( আমার আবার রোমান্টিকতা বেশী আসে না তোমরা কল্পনা কইরা লও । সরাসরি মেয়ে নামেও নেওয়া যায় । তবে ঐটাই সেফ বেশী । ২ - প্রোপিক হিসাবে গুগুল মামারে ধইর না । তাহলে ধরা খাবা ভাল হয় যদি মেয়েদের ছবি না লাগাও । তবে একান্ত চাইলে তোমার চেনাজানা কারও ছবি লাগাতে পার । পারলে ঐ ছবিরে ফটোশপে ঘষামাজা করে করতে পার ঝাপসা । ঐটাই সেফ বেশী । এবার কি করবা বলি ১ - ব্লগে লেখবা কবিতা গল্প বা সমসাময়িক কোনো বিষয় । তবে ভুল করেও কোনো কেচাল লাগানি পোস্ট দিবা না । ঐটা ৫ - ৬ মাস গেলে তারপর । ২ - কমেন্ট কম করবা শুধু যারা নিয়মিত লুল ফালাবে তাদের পোস্টে ঘুরাফেরা করবা । সব কমেন্টেই ভাইয়া আপু এইসব লাগাবা । ৩ - মাঝে মাঝে আমার না আজ খুব মনখারাপ টাইপ পোস্ট দিবা । ৪ - ছয় সাত মাস ১৮ + লাগাবা না । ৫ - কেউ তোমারে উত্তেজিত করলে এমনকি গালি দিলেও চেতবানা । বড়জোর কান্নার ইমো লাগাইয়া বলবা ভাইয়া এমন কথা আমাকে কেউ কখনই বলে নাই । তুমি পারলে ? এত নিষ্টুর তুমি ? ৬ - তোমার প্রিয় লিস্ট এ কোনো বিতর্কিত পোস্ট রাখবা না । তাহলেই তুমি হবা একজন আদর্শ সাইয়া ব্লগার । যাকে সাইয়া প্রমাণের সাধ্য নাই কাহারও ।
পেটের উপরে দু টন পাথর রেখে দেন , দেখবেন সব ক্লিয়ার ।
" পাঠক " কে নিয়ে আগে কয়েকটা পোস্ট আমি লিখতে বাধ্য হয়েছিলাম । তার কথার যুক্তিছিল তাই আমি তার ভাষ্য লিখেছি ব্লগের পাতায় ! ! ! ! ! কিন্তু আইজ যে বিষয়ে লিখতে কইতেছে সেই বিষয়ে আমার সাথে অমিল ! ! ! ! ! তাই ভাবছি আজ থেকে আর লিখবোই না ! ! ! ! আমারো তো কিছু কথা থাকতে পারে ? যা আমি লিখবো ! ! ! ! ! ! কিন্তু ' পাঠক " বেটা বলে কি ? বলে আমার ভাষ্য তোমাকে লিখতেই হবে ! ! ! ! ! ! এখন আপনারাই বলেন জোর করে কি কিছু লিখানো যায় ?
তখোনকার সুমায় এখনকার মতো মুবাইল ছেলো না । খুঁজি - প্যাতি বাদবাকি বান্দর গুলোরে ডাকি নে অ্যালু । দিখি তো সুবারই একই অবস্থা । রসোগুল্লা খাবে । যার যার বাড়ি যায়ি ঘুরি অ্যালু , কিন্তুক টাকা দিবার মতোন কাউকে পাওয়া গ্যালো না । তাই বুলি কি রসোগুল্লা খাওয়া হবে না । মাঠের এক কুনায় দাড়ায়ে উরা চিন্তা কুরতিছে । ওদিকে চুলুর উপ্রে রসোগুল্লা । হঠাৎ কুরি আবুল চিৎকার ম্যারি উঠলু - " পাইছি , বুদ্ধি পাইছি । " তারপর সুবাইরে ডাকি ক ' লে তার পিলানের কতা । দলের যে সবচাইতে লম্বা ওরে ক ' লে - আমি ঐ যে বড়ো চুলু , ওর পাশে দাড়ায়ে রসোগুল্লা বানানি দ্যাখপো । তুরা দৌড় মারতি মারতি আমার পাশ দিয়ে যাবি । তুই আমার পাশে অ্যাসি জোরে আমার পাছায় দিবি এক চড় । দিয়িই দৌড় দিস আবার , খবরদার । না হলি কিন্তক মার খাবি । এইখানে অ্যাসি দাড়াস আবার । পরে আমি অ্যাসি ডাক দিলি রসোগুল্লা খাস যতো পারিস ।
অনেকের মত আমারও মনে হয় , প্রকৃত রাজাকারদের বিচার নীতি নির্ধারক মহল সহ অনেকেই চান না । নইলে সারাদেশের প্রকৃত রাজাকার , আলবদর , আল - শামসদের তালিকা করা হচ্ছে না কেন_ যেভাবে করা হয়েছে মহান মুক্তিযোদ্ধাদের তালিকা । ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা - বোনকে অপমানকারী ( যদিও গাড়ী পোড়ান ও কোর ' আন অবমাননা মামলায় আটক ) ঐ সকল গুটি কয়েক ব্যাক্তি কি ছিল_ নাকি অন্য দলেও তারা আছে , তারও তালিকা বের হতো । পত্রিকায় তো প্রায় আসছে আওয়ামী , বি এন পি ও এরশাদের দলেও বড় বড় রাজাকার আছে । তাছাড়া , ৩০ লাখ শহীদের তালিকাও নির্যাতিত মা - বোনদের তালিকাও কোথাও খুজে পাওয়া যায়না ! এমনকি মুক্তিযুদ্ধ জাদুঘরেও এসব তালিকা খুজে পাইনি । আপনাদের কাছে থাকলে বলবেন । তাছাড়া , শুনেছি এদের তালিকা নাকি করাই হয়নি , এ কেমন দেশপ্রেমিক আমরা ! আমাদের মত নবপ্রজন্মদের প্রশ্ন , কেন এমন লুকোচুরি ! অথচ এখনো আদমশুমারীর মতোই সারাদেশে প্রশাসনিকভাবে জরীপ চালিয়ে প্রকৃত শহীদের সংখ্যা ও তালিকা , প্রকৃত রাজাকারদের সংখ্যা ও তালিকা , লাঞ্ছিত মা - বোনদের সংখ্যা ও তালিকা ইত্যাদি নিরুপন করা কি অসম্ভব নাকি উদ্দেশ্যমুলকভাবে করা হচ্ছে না , তাই প্রশ্ন ! একদল রাজাকারদের পক্ষে রেখে রাজনীতি করতে চায় , আরেকদল তাদেরকে বিচারের নামে নাটক করে ফায়দা লুটতে চায় । বস্তুত এদেশের আপামর জনসাধারণ অবশ্যই এদের বিচার চায় ।
হঠাৎ নজর টি ভি পরদাতে আবার দুজন খুন ! ভালবাসাতেই কেঁদে ওঠে প্রাণ ; এবার মাফ করুন ।
জামাতের আমির মতিউর রহমান নিজামী , সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে একাত্তরের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখানোর দাবি জানিয়েছেন দেশের বিশিষ্ট ব্যক্তিরা । বিশিষ্ট ব্যক্তিদের মতে , যেসব মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে , তা থেকে জামিন পাওয়া সহজ । এদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের সুস্পষ্ট অভিযোগ রয়েছে । সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের যুদ্ধাপরাধী হিসেবে গ্রেফতার দেখানো উচিত । কারণ এসব চিহ্নিত যুদ্ধাপরাধীরা ছাড়া পেলে সরকারের যুদ্ধাপরাধের বিচারের কবর রচনা করা হবে । এদিকে নিজামী , সাঈদী ও মুজাহিদের মুক্তির জন্য বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ারের বক্তব্যের নিন্দাও জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা । একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার …
তারে আমি ভালোবাসি সে যদি তা পায় মা খবর , চৌচির হ ' য়ে প ' ড়বে ফেটে আনন্দে মা তাহার কবর । চীৎকারে তার উঠবে কেঁপে ধরার সাগর অশ্র " ছেপে , উঠবে ক্ষেপে অগ্নি - গিরি সেই পাগলের হুহুঙ্কারে , ভূধর সাগর আকাশ বাতাস ঘুর্ণি নেচে ঘিরবে তারে ।
আমার তো শুভ্রকে দারোয়ান না , নাইট গার্ড মনে হয় . . . সে সব লেখাতেও হাই তোলার ইমো দেয় . . . এর মাত্র নাইট গার্ডের পক্ষেই এতো হাই তোলা সম্ভব . . .
দেখ্তে মাগো তখন তোমার রাক্ষুসী এই সর্বনাশী , মুখ থুয়ে তাঁর উদার বুকে ব ' লত , ' আমি ভালোবাসি ! ' ব ' ল্তে গিয়ে সুখ - শরমে লাল হ ' য়ে গাল উঠত ঘেমে , বুক হ ' তে মুখ আস্ত নেমে লুটিয়ে যখন কোল - কিনারে , দেখ্তুম মাগো তখন কেমন মান ক ' রে সে থাক্তে পারে !
গত ১২ মে সিএনজির দাম প্রায় ৫০ শতাংশ বাড়িয়ে প্রতি ঘনমিটার ২৫ টাকা নির্ধারণ করে সরকার ।
১ ) আমার ধারনা ছিলো আমার মা বাপ আমার বড় ভাই বোন । ২ ) তাদের বিয়ার সময় আমারে আমার নানীর কাছে রাইখা গেছিলো । ৩ ) ব্রুসলী এতো শক্তশালী ছি্ল যে সে ব্রীজ ভাইঙ্গা ফেলতে পারত । এবং তারে মানুষের কোমর সমান মোটা তার দিয়া শক দিয়া মারছে গুন্ডারা । ৪ ) ম্যাকগাইভার আমার আপন বড় ভাই । ৫ ) র্যাম্বো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ । তার তীরের এতো শক্তি যে হেলিকপ্টার উইড়া যায় । ৬ ) ছবি তুললে হায়াত কইমা যায় । ৭ ) যে যত জোরে ক্যামেরা টিপতে পারে তার ছবি তত ভালো উঠে । ৮ ) ৫ নং সাইজের ডিয়ার বল দিয়া খেললে বলে পা লাগাইলেই খেলা হয় । ৯ ) চা খাইলে শরীরের শক্তি বাড়ে । ১০ ) সামুরাই তলোয়ারের বাতাস লাগলেও গাছ কাইট্টা যায় । ১১ ) ছবির নায়ক নায়িকারা প্রতি ছবিতেই আসলেই বিয়া করে ।
এ ঘটনাটি সহী হাদীস দ্বারা প্রমাণিত না হলেও এর ভাষা ঐ ঘটনার সাথে যেভাবে খাপ খায় তাতে ঘটনা সঠিক বলে মন সাক্ষ্য দেয় । প্রথম বাক্যের সাথে দ্বিতীয় এবং দ্বিতীয় বাক্যের সাথে তৃতীয় বাক্যের কথাগুলো ঐ ঘটনা ছাড়া খাপছাড়াই মনে হয় ।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন - সহ - সভাপতি এসএম আলম বাবলু , সহ - সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক , অর্থ ও দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম , সাহিত্য - সাংস্কৃতিক ও প্রচার - প্রকাশনা সম্পাদক দেওয়ান জামিউল ইসলাম কাবলী । এছাড়া কার্যকরী সদস্য পদে ৩ জন হলেন - ডা . অঞ্জন ভট্টাচার্য্য , এসএম হাবিবুর রহমান , আফতাব হোসেন । নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন পাবনা ' র প্রবীণ সাংবাদিক রবিউল ইসলাম রবি , এবাদত আলী ও চাটমোহর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম । এর আগে সকাল ১১টায় এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । দ্বি - বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে এক আলোচনা অনুষ্ঠিত হয় । সাবেক সাংসদ ও উপজেলা বিএনপি ' র সভাপতি কেএম আনোয়ারুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সাখায়াত হোসেন সাখো , প্রবীণ সাংবাদিক রবিউল ইসলাম রবি , এবাদত আলী প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এইউ / শাসি / ১৪ . ৫১ ঘ . )
বিষাক্ত রাসায়নিক দিয়ে পাকানো ফলমূলে ঠাকুরগাঁও বাজার সয়লাব । আগে ব্যবসায়ীরা ফল পাকাতে কার্বাইড ব্যবহার করলেও এখন এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি নতুন রাসায়নিক । ইতোফোন দলের ভারতীয় রাসায়নিক রাইজার , কমোড ও হারভেস্ট মূলত ব্যবহূত হতো ফল - ফুলের আকার বড় করতে ও ফলন বাড়াতে । তবে এখন ব্যবসায়ীরা এই রাসায়নিকটি ফল পাকাতে ব্যবহার করছেন । রাসায়নিকটির সুবিদা হলো , ফল না পাকলেও ফলের রং ধারণ করে প্রাকৃতিকভাবে পাকানো ফলের মতো । ১১০ টাকা মূল্যের এক বোতল ইতোফোনে ৫০ মণের মতো ফল পাকানো সম্ভব । ঠাকুরগাঁওয়ের বিভিন্ন আম , লিচু ও কলা বাাগনে সরেজমিনে ঘুরে দেখা গেছে , বাগান মালিকরা ফল টাটকা রাখতে ফরমালিন ব্যবহার করছে । এর সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইতোফোন । মানবশরীরের জন্য বিষাক্ত এ রাসায়নিক দেদারসে ব্যবহার হলেও এগুলো দেখার যেন কেউ নেই । ডাঃ জেড আর সুমন জানান , রাসায়নিক মিশ্রিত এসব ফল খেলে মানুষের পাকস্থলি , লিভার ও কিডনিতে মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে । ঠাকুরগাঁওয়ে এক আমবাগান মালিক শহীদ জানান , সব আমের বোটার নিচে কাল দাগ পড়ছে তা পরিষ্কার করতে গাছে থাকা অবস্থায় আমের গায়ে শ্যাম্পু ও বোরণ মিশ্রিত পানি সপ্রে করছেন । আম , লিচু এবং কলায় পাকা ফলের রং আনতে ব্যবহার করছেন হরমোন জাতীয় ওষুধ । ফলের রং ভাল না হলে বাজারে চাহিদা এবং দাম কমে যায় বলে তিনি জানান । কৃষি অফিসের পরামর্শে তারা এ কাজ করছেন বলে দাবি করেন তিনি । ঠাকুরগাঁও কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ - পরিচালক বেলায়েত হোসেন জানান , অসাধু ফলবাগান ও ব্যবসায়ীদের বিরুদ্ধে শিগগির অভিযানে নামতে যাচ্ছে ভ্রাম্যমাণ আদালত ।
অজিত বলেছেন : লালসালু ভাই , এমন ডাহা মিছা কতাডা কইতে আরলেন বরাবরের মতই চমৎকার ।
লেখক বলেছেন : আপনে কার মুখ দেইখা উঠছেন জানি না । তয় আমি নিজের মুখ দেইখা উঠছি
মাদীনা ১০ . যার রাগ আসে তার উচিৎ প্রতি নামাযের পর ২১ বার بسم الله الرحمِن الرحيم নিজের উপর দম করুন ।
ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান আগামী ১৯ জুলাই রিমাণ্ড আবেদনের শুনানির জন্য দিন ধার্য করে টুকুকে জেল হাজতে পাঠনোর নির্দেশ দেন ।
By Bangladesh Bureau of Statistics সারা বাংলাদেশ দেখা হয়েছে : ০ বার সুশাসন
তিনি আগামী শুক্রবার বাদ জুমআ ' সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন ।
যত পার খাও আদা কাদো জোর নেই বাধা ইচ্ছা মত ছোর কাদা সাদা সেত হবে সাদা ।
ভুটানে তামাক বহনের দায়ে একজন বৌদ্ধ ভিক্ষুকে তিন বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে । ওই ভিক্ষুর নাম সোনম শেরিং ( ২৩ ) । [ বিস্তারিত ]
মজিদপুর ইউনিয়ন ঃ চেয়ারম্যান জসিম উদ্দিন ( স্বতন্ত্র ) । সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১ . নাছিমা আক্তার ২ . নুরজাহান বেগম ৩ . মোসাঃ জেসমিন । সাধারণ ওয়ার্ডের সদস্য ১ . মোঃ ছাইদুর ২ . মোঃ আঃ হালিম ৩ . মোঃ মুকবুল মাহমুদ প্রধান ৪ . আমিন উদ্দিন সরকার ৫ . বাবুল বেপারী ৬ . আজহার ৭ . মোঃ জসিম উদ্দিন ৮ . ইব্রাহীম মোল্লা ৯ . মোঃ রফিকুল ইসলাম ।
1 . ভারতে পাচার হওয়া ৩ যুবতীকে হস্তান্তর করেছে বিএসএফ 2 . যশোরে পাচারকারী অভিযোগে আটক ২ , শিশুসহ চারজন উদ্ধার 3 . যশোর জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা 4 . বেনাপোলে ১৭৮ বোতল ফেনসিডিলসহ বাস চালক আটক 5 . হরতালে ব্যবসায়ীদের ১শ ' কোটি টাকা ক্ষতির আশঙ্কা
প্রবাসে প্রতিদিন ডটকম : আগামী ২৬মার্চ শনিবার কানাডায় বসবাসরত সকল মুক্তিযোদ্ধা ভাইবোনদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে টরন্টোর ৯ ডজ রোডের কানাডিয়ান লিজিয়ন হলে সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত সামাজিক - সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে ।
হযরত বারা ইবনে আযিব রা . কুরবানীর পশু সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন -
পরে আদালত জুস ও হারবাল ঔষধ তৈরির কারখানা জেনিয়া ইউনানি ল্যাবরেটরিতে অভিযান পরিচালনা করে ।
লেখক বলেছেন : হুমম . . . নষ্টালজিয়া ভয়াবহ জিনিস . . . আর summer of 69 গানটা এইটার জন্য পারফেক্ট
খুলনা , বাংলাদেশনিউজ২৪x৭ . কম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা এবং ২০১১ - ১৩ মেয়াদের নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে । নির্বাচনে অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক ভাইস চেয়ারম্যান , এস এ রহমান বাবুল সেক্রেটারি এবং কামাল উদ্দিন সিদ্দিক , শেখ জহির হোসেন , শেখ হারুন অর রশিদ , এস এম মনিরুল হাসান বাপ্পী এবং এসএম আসাদুজ্জামান মুরাদ সদস্য নির্বাচিত হয়েছেন । সকালে নগরীর একটি অভিজাত হোটেলে জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন এডভোকেট সৈয়দা সাবিহার সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু । বিশেষ অতিথি ছিলেন ডাঃ গাজী আব্দুল হক , গাজী শহিদুল্লাহ ও শফিকুল আলম মনা । সভায় বক্তারা বলেন , রেড ক্রিসেন্টের মত একটি সেবাধর্মী প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবশালী মহল দখল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে । আদালতের রায় নিয়ে বর্তমান কমিটি তাদের সেবার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে সভায় জানানো হয় । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / প্রতিনিধি / এসএ .
ইমরান আহমদ : জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসার মুহাদ্দীস ও প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানের ছোট ভাই হাফিজ মাওলানা আতিকুর রহমান আর নেই । চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকাল সড়ে ৭টায় সিলেট রয়েল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহি - - - - - - রাজিউন ) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর । দীর্ঘদিন থেকে তিনি ডায়বেটিক্স ও কিডনী রোগে ভুগছিলেন । মৃত্যুকালে তিনি স্ত্রী , ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
শৈলেন দে , নন্দন দেবনাথ ও মংসাপ্রু মারমা , বাঘাইছড়ি ( রাঙ্গামাটি ) থেকে : রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে পাহাড়ি - বাঙালি সংঘর্ষের পর সেখানে এখন থমথমে অবস্থা বিরাজ করছে । এলাকায় ১৪৪ ধারা বহাল রয়েছে ।
দাম যা - ই হোক , স্বাদের গুণেই নজরুলের ঝালমুড়ির স্টলে জমেছে ভিড় । নামটাই বেশ নামী - ' মিডনাইট মুন চাইনিজ কিং অব চিটাগাং ' । জিনিসটাও বেশ দামি - ৩৫০ টাকা । দুজন পেট পুরে খেতে পারেন । কিন্তু জিনিসটা কী ? এটা হলো বিশেষ পদ্ধতিতে তৈরি ঝালমুড়ি । খাসির মাংস দিয়ে ঝালমুড়ি হয় ? শুধু কি খাসি ? কবুতরের মাংস দিয়ে তৈরি ঝালমুড়ি , দাম ৬০০ টাকা ( আটজন খেতে পারেন ) ; চিংড়ি ফ্রাইমুড়ি , দাম ৪৫০ টাকা ( খেতে পারবেন ছয়জন ) । কী , জিভে জল এসে গেছে ! ইচ্ছে হলেই কিন্তু খাওয়া যাবে না । তিন দিন আগে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ফরমাশ দিতে হবে । ঝালমুড়ির এই স্টল চট্টগ্রাম শহরের গোলপাহাড় মোড়ে । এক নামে সবাই চেনে ' ফিল্টার নজরুলের ঝালমুড়ি ' । নজরুল অবশ্য নাম দিয়েছেন ' ভিন্ন স্বাদের ঝালমুড়ি ' । তাঁর ভালো নাম নজরুল ইসলাম । বয়স ৫০ পেরিয়েছে । ছোটখাটো গড়নের নিরীহদর্শন এই মানুষটা প্রতিদিন সন্ধ্যা ছয়টায় চলন্ত রেস্টুরেন্ট নিয়ে গোলপাহাড় মোড়ে আসেন । রাত নয়টা পর্যন্ত চলে বিক্রি । গোলপাহাড়সংলগ্ন জিইসি মোড় , প্রবর্তক , চট্টগ্রাম মেডিকেল কলেজ ও শিল্পকলা একাডেমী এলাকার বাসাবাড়ি , ক্লিনিক ও দোকানে সন্ধ্যার নাশতায় তাঁর ঝালমুড়ি থাকবেই । আর রাস্তায় দাঁড়িয়ে খান অসংখ্য মানুষ । তাঁদের জন্য তিন পদের ঝালমুড়ি আছে । দাম পড়বে ২৫ , ৩৫ ও ৬০ টাকা । পথের কথা যাক , এবার অন্তঃপুরের কাহিনি শুরু করি । নজরুলের ঝালমুড়ি দেদার বিক্রি হয় পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে । এর মধ্যে জন্মদিন ও গায়েহলুদের অনুষ্ঠানে বড় ফরমাশ আসে । ছোটদের জন্মদিনে একটু ভিন্ন রকম আনন্দের জন্য ' ভিন্ন স্বাদের ঝালমুড়ি ' নিয়ে যান মা - বাবারা । জন্মদিনের ৩০০ প্যাকেট ঝালমুড়ির দাম ছয় হাজার টাকা । গায়েহলুদের অনুষ্ঠানের জন্য ১২ হাজার থেকে ৭০ হাজার টাকার প্যাকেজ আছে । ১২ হাজার টাকার ৩০০ প্যাকেটের প্রতিটিতে একটি ডিম থাকে । ৭০ হাজারের প্যাকেজে থাকে ৩০০ প্যাকেট । তাতে প্রতি প্যাকেটে এক টুকরো দেশি মুরগি থাকে । চার দিন আগে এর ফরমাশ দিতে হয় । সন্ধ্যাবেলায় নজরুলের স্টলে গিয়ে দেখি , বেশ মজা করে ঝালমুড়ি খাচ্ছেন রাসেল মনির চৌধুরী ও ফারজানা আফরোজ দম্পতি । তাঁরা বললেন , ' এমন মজাদার খাবার আর কোথাও আছে কি না জানি না । বিশেষ করে কবুতরের মাংস দিয়ে তৈরি ঝালমুড়ির তুলনা হয় না । ' নজরুল তাঁর ঝালমুড়ি তৈরির রেসিপি সম্পর্কে বলেন , ' মাদ্রাজের মসলার ( টক , ঝাল , মিষ্টি , কষ ) সঙ্গে মেশানো হয় সালাদ । সালাদ তৈরি হয় আপেল , গাজর , টমেটো , পেঁয়াজ ( আংশিক ) , বোম্বাই মরিচ , এলাচি , লেবু ও কিশমিশ দিয়ে । এর সঙ্গে যোগ হয় পাইন্যা কচু ( পানিকচু ) , পুদিনাপাতা , রসুন , ধনেবাটা , কাঁচা মরিচ ও সরিষা । এত সব উপাদানে দারুণ উপাদেয় হয় ঝালমুড়ি । নজরুল বলেন , ' প্রতি মাসে ৭০ থেকে ৮০ হাজার টাকার বাজার করি । মাস শেষে যে জিনিস উদ্বৃত্ত থাকে , সেটাই আমার লাভ । ' নজরুলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় । দুই ছেলে , এক মেয়ে ও স্ত্রী নিয়ে তাঁর সংসার । বড় ছেলে মোহাম্মদ রুবেল বাবার সঙ্গে ঝালমুড়ি তৈরিতে সহায়তা করে । ছোট ছেলে পাভেল দ্বিতীয় শ্রেণীতে এবং মেয়ে রুমা নবম শ্রেণীতে পড়ে । কোথায় শিখেছেন এই খাবার তৈরির পদ্ধতি ? ' আমি ওষুধ কোম্পানিতে কাজ করতাম , নানান দেশ ঘুরতাম । ভারতের মাদ্রাজে এমন ঝালমুড়ি তৈরির কায়দা জেনে নিয়েছি । পরে নিজের কিছু পদ্ধতি যোগ করেছি । আমি সেনবাগ , ঝালকাঠি ও বিক্রমপুর থেকে মুড়ি কিনে আনি । ' বললেন নজরুল । আপনার নাম ফিল্টার নজরুল কেন ? প্রশ্ন শুনে তাঁর হাসি আর থামেই না । শেষে নিজের নামের কাহিনি বলেন , ' আমি প্রথমে এক গ্লাস পানি বিক্রি করতাম সাত টাকায় , এখন ১১ টাকা । সামনে ৩০ টাকা করব । মিনারেল ওয়াটারকে মালয়েশিয়ার ফিল্টারে দুবার ছাঁকার পর এই পানি তৈরি হয় । অনেক চাহিদা এর । ফিল্টারের পানি বিক্রি করতে গিয়ে আমার নাম হয়ে গেল ফিল্টার নজরুল । '
হরতালে সকাল থেকে রাজধানীতে বিক্ষিপ্তভাবে কিছু বাস মিনিবাস ও সিএনজি অটোরিকশা চলতে দেখা যাচ্ছে , তবে এর সংখ্যা কম । দূরপাল্লার বাস - ট্রাক বন্ধ রয়েছে । বন্ধ রয়েছে রাজধানীর অধিকাংশ এলাকায় ব্যবসা - প্রতিষ্ঠান , দোকান - পাট ।
যুদ্ধাপরাধী বিচার চাই , মনে প্রাণে চাই । জানি না আপনাদের কেহ ৭১ যুদ্ধে শহীদ হয়েছে কিনা , কিন্তু আমার আপন মামা শহীদ হয়েছেন । এই বড় মামা মারা যাওয়ার পর , মা যখন কাঁদছিলেন , তখন আমি অনেক ছোট , মা কাঁদছে , আমি এসে মার সাথে কান্না করলাম , আবার কখন যে খেলতে গেছি মনে . . .
মানিকগঞ্জ , ২৬ জুন : মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১০ জন আহত হয়েছেন । আহতদের মধ্যে চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । এলাকাবাসী জানায় , শনিবার রাতে শিমুলিয়া ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী আফছার উদ্দিনের সমর্থক লাবলু ও কালামের নেতৃত্বে ১০ / ১২ জন অপর . . . . বিস্তারিত »
আখাউড়া , ২৭ জুন : ত্রিপুরায় সকাল - সন্ধ্যা ধর্মঘটের কারণে সোমবার ঢাকা - আগরতলা বাস চলাচল বন্ধ রয়েছে । এ হরতালের কারণে আখাউড়া স্থলবন্দরে কাষ্টমস অফিস খোলা থাকলেও ব্যবসায়ীদের সমস্ত অফিস বন্ধ ছিল । বাংলাদেশ থেকে কোনো যাত্রী এবং রফতানিমুখি পাথর , সিমেন্ট ও ইট বোঝাই গাড়ি সারিবদ্ধভাবে আখাউড়া স্থলবন্দর এলাকার . . . . বিস্তারিত »
লালমনিরহাট , ৯ জুলাই : লালমনিরহাট - ঢাকা বাস চলাচল আজ শনিবার দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে । বাসের রুট পারমিটকে কেন্দ্র করে সিরাজগঞ্জের চান্দাইকোনায় লালমনিরহাটের কয়েকজন বাস শ্রমিককে কতিপয় সন্ত্রাসী মারধর করার প্রতিবাদে লালমনিরহাট থেকেতে ঢাকা চলাচলকারী দূরপাল্লার বাসের চালক , হেলপার ও সুপারভাইজাররা শুক্রবার কর্মবিরতি শুরু করে ।
কিশোরগঞ্জের হাওর বেষ্টিত এলাকা অষ্টগ্রাম , পুরোনো জমিদার বাড়ী - ' হাওলী বাড়ী ' [ হাবেলী বাড়ী ] কে কেন্দ্র করেই পালিত মহরম । এই জমিদার পরিবারের একজন উত্তরাধিকারী আলাইমিয়া বা সৈয়দ আব্দুল করিমের সময় ১৮৩৬ সালে ইংরেজ সরকার বাকী খাজনার দায়ে জমিদারী বাজেয়াপ্ত করে । আলাই মিয়া তখন সংসার ত্যাগ করে বিবাগী হয়ে গিয়েছিলেন এবং পরবর্তীকালে সাধক হিসাবে খ্যাতি লাভ করেছিলেন ।
লেখক বলেছেন : এগো লজ্জা শরম অনেকে কম , শুন্যের অনেক নিচে . . . একটা গেলে শ খানেক এসে হাজির হয় . . .
ছবি হারাম হওয়ার কারনে , টি ভি , সিনেমা , ভি . সি . আর , সি . সি টিভি সবই হারাম ।
কথাঃ এস , এম আবু বকর সুরঃ রবিউল হুসেইন বানভাসি ওই মানুষগুলো কতই দিশেহারা যেদিক তাকায় সেইদিকে দেখে শুধুই পানির ধারা । । কাজ নাই , খাবার নাই ভাসছে যে ঘর বানে এদিক থেকে ওই দিক থেকে ছুটে শুধুই প্রানের টানে মাথা গোজার ঠাঁয় নাই , হল যে সব সারা । । কেউবা আছে গাছের ডালে কেউবা বাড়ীর ছাদে কেউবা আবার হতাশ হয়ে অঝোর ধারায় কাঁদে বিশ্ববাসী এসো সবাই না যায় যেন মারা । ।
প্রণালী একটি বড় পাত্রে তেল গরম করুন । এতে গরমমসলা এবং তেজপাতা দিন । এর পর পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভাজুন । ভালো করে ভাজা হলে এতে আদা , রসুন বাটা দিয়ে নাড়ুন । আলাদা একটা পাত্রে অল্প পানিতে লবঙ্গ গুঁড়ো , ধনে গুঁড়ো ও হলুদ গুঁড়ো একসঙ্গে মেশান । এবার এই মিশ্রণটি অন্য মসলার সঙ্গে মিশিয়ে ভালো করে কষান । মসলা থেকে তেল ছেড়ে এলে তাতে মাটন দিন । একটু নেড়ে এতে গরম পানি মেশান । ঢাকনা দিয়ে কম আঁচে রান্না করুন যতক্ষণ না ভালো করে সেদ্ধ হচ্ছে । গ্রেভিটা যেন একটু ড্রাই হয় । পরিবেশন কর্বন গরম গরম কষা মাংস ।
মামলায় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুণ অর রশীদ ও সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ৩০ পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে বলে বাদির আইনজীবীরা জানিয়েছেন ।
খুব কম মানুষকেই আমি বন্ধু হবার অনুরোধ জানাই . অনেকের বন্ধুত্ব গ্রহণও করিনা . আগ্রহের সাথে আপনাকে বন্ধু হবার অনুরোধ জানালাম .
লক্ষ্মীপুর , ১০ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারের মশলা পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত মালামাল পুড়ে গেছে । আগুনে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা । গতকাল শনিবার রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানান , গতকাল রাতে সোনাপুর বাজারের মশলা পট্টির পাইকারি মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে । এতে মুহূর্তের মধ্যে আটটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে । ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই কিশোর ও সোহাগের মুদি ও মশলার পাইকারি দোকান , বাবুল বণিকের মুদি ও মশলার পাইকারি দোকান , সূর্য সাহার মুদি ও মশলার গোডাউন , নারায়ণ মাস্টারের কসমেটিকসের দোকান এবং মানিক মাস্টারের গোডাউনের সমস্ত মালামাল পুড়ে যায় । ব্যবসায়ী সমীর সাহা ও কয়েকজন ব্যবসায়ী জানান , রাতে ওই মার্কেটে কয়েকজন ব্যবসায়ী ট্রাক থেকে মালামাল নামানোর সময় পাশ্বর্বর্তী মুদি ও মশলার দোকানের ভেতরে হঠাৎ বিস্ফোরণ হয় । এতে আগুন ধরে তা মুহূর্তের মধ্যে ৭ / ৮টি দোকানে ছড়িয়ে পড়ে । এ সময় সুমন নামের এক ব্যবসায়ীর ছেলে আগুনের শিখা দেখে স্ট্রোক করলে তাকে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয় । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এমইউ / এমআর / আরআর / ১৯ . ৩৫ ঘ . )
আজ এই দিনে যে মালা কারো জীবন থেকে সোফিয়া লরেনের মত যে হেঁটে হেঁটে চলে গিয়েছিলো । সেই মালা ' র জন্য গান . . .
আমি একটু কিউরিয়াস . . আশা করতেছি মাইন্ড খাইবেন না . . রূপবান নিকটা কি ফোক ক্যারেকটার থেকে নিসেন . . নাকি আপনি রূপবতীর পুং জেন্ডার ?
স্বদেশের মাঠ জল বিশ্ব ভরা জনবল চৌকষ সেনাদল বাংলার মনোবল ।
উক্ত আয়াত দু ' টিতে আল্লাহতাআলা মানুষকে ৫টি নির্দেশ দিয়েছেন । ১ ) তার ইবাদাতের পরেই পিতা - মাতার সাথে সুব্যবহার করা । ২ ) পিতা - মাতাকে বৃদ্ধ বয়সে পেলে তাদের খিটখিটে মেজাজের কারণে বিরক্ত হয়ে তাদেরকে ' উহ ' শব্দও না বলা । ৩ ) তাদের ধমক না দেয়া । ৪ ) তাদের মানসম্মান রেখে কথা বলা এবং শক্তির গরম না দেখানো । ৫ ) তাদের প্রতি দয়া করার জন্য আল্লাহর কাছে দু ' আ করা । আল্লাহ বলেন : - আর আমি মানুষকে বিশেষ তাগিদ দিয়েছি তার পিতা - মাতার সাথে সদয় ব্যবহার করার । তার মা তাকে ( পেটে ) রেখেছে এবং তাকে দুধপান ছাড়ানো সময় দিয়েছে ত্রিশ মাস । পরিশেষে যখন সে পূর্ণশক্তিতে পৌঁছে যায় এবং চল্লিশ বছর বয়সে উপনীত হয় তখন সে ( যেন ) বলে , হে আমার পালনকর্তা ( আল্লাহ ) তুমি আমাকে শক্তি দান কর যাতে আমি তোমার সেই সম্পদের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে এবং আমার পিতা - মাতাকে পুরস্কার দিয়েছো । আর আমি যেন এমন ভাল ভাল কাজ করতে পারি যা তুমি পছন্দ কর । আর আমার সম্মানে আমার সন্তান - সন্ততিদের মধ্যেও তুমি ঐ যোগ্যতা দান কর । আমি তোমার কাছেই ফিরে এসেছি এবং আমি তোমার কাছে আত্মসমর্পণকারীদের মধ্যেও রয়েছি ( সূরা আহক্কা - ফ , ১৫ আয়াত ) ।
নিউজ বিএনএ ডটকম , ঢাকা , ৯ জুলাই : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃবহাল ও পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে বিএনপির পূর্বঘোষিত গণঅনশন কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । শনিবার দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন । রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে ১৩ জুলাই বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণঅনশন চলবে । ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশের হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভসহ গণঅনশন কর্মসূচি ঘোষণা করে বিএনপি । যৌথ সভায় ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু , যুবদল নেতা রফিকুল ইসলাম মজনু , কমিশনার বজলুর বাসেত মঞ্জুকে রিমান্ডে নেয়ার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয় । সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাসির উদ্দিন , শামসুজ্জামান দুদু , ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান , যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান , রুহুল কবীর রিজভী , সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন , মজিবর রহমান সরোয়ার , এম ইলিয়াস আলী , অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম , আবুল খায়ের ভূঁইয়া এমপি , সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান , আসাদুল করিম শাহীন , স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু , ওলামা দলের সভাপতি এম এ মালেক , মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা , ছাত্রদল নেতা শহীদুল ইসলাম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন । সম্পাদনা : কামাল উদ্দিন খোকন ।
শহরতলী । কি নামটা বড্ড অপরিচিত লাগছে ? ? লাগারই কথা । হয়ত গুটি কয়েক মানুষ চিনে । কিন্তু তাদের প্রথম সলো এলবাম আসছে আগামী মাসে । আমি নিশ্চিত এর পর সব মানুষের কাছেই শহরতলী নামটা পরিচিত হয়ে যাবে । কারণ এমন কিছু গান আছে যা শুনলে বার বার শুনতে মন চাইবে । আর সেই শহরতলী এবার আসছে রেডিওগুনগুনে আপনাদের সাথে সরাসরি আড্ডা [ . . . ]
পূর্বপাঠের পুনরালোচনাঃ বিদ্যালয়ের শিক্ষকের নির্দেশে ইতিহাসে কাচা বাঙ্গাল বোলগে গিয়াছিল " আধুনিক ইতিহাস " শিখিতে । ' আধুনিক ইতিহাস ' শিক্ষার পাঠশালায় গিয়া বিবাদে জড়াইয়া বাঙ্গালের নাম কাটা গেল । ফিরিবার কালে তার চটি জোড়াও খোয়া গেল । - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - কিন্তু অর্জনটাও কম নহে । গ্রামে ফিরিয়া নব্য ইতিহাস জ্ঞান ছড়াইয়া সে বেশ খ্যাতি পাইয়াছে । এ বাড়ির মিষ্টি কুমড়ো , ও বাড়ির পাকা কলা ইনাম আসিল । ১০ গ্রামে এরম কথা কেউ বলিতে পারিয়াছে ? দিকে দিকে তার বাণী ছড়াইয়া গেল । " বাকশাল ছিল দ্বিতীয় বিপ্লব , সমাজতান্ত্রিকমন্ত্রের বিপ্লব । যাহারা উহাকে স্বৈরশাসনের রুপকল্প বলে তাহারা আসলে স্বাধীনতার বিপক্ষ শক্তি " । তবে লোকে আরো জানিতে চায় । তাহারা আরো শুনিতে চায় বাঙ্গালের কাছে । বাঙ্গাল ভাবিয়া পায় না , সে নুতন কি বলিবে । কোথা হৈতে বলিবে , সবি তো ইতিহাস । সকলে দেখিয়াছে । বানাইয়া বলিলেতো ডাহা মিথ্যা হৈবে । এদিকে আমাগোবোলগের আধুনিক ইতিহাস শিক্ষার দুয়ারো বন্ধ । নাম কাটা । আর কে যায় ওপথে , আবার চটি জোড়া হারাইতে ! অনেক ভাবিয়া একদিন প্রভাতে বাঙ্গাল ঢাকার পথে রওনা হৈল । ঝোলায় আধুনিক ইতিহাস শিক্ষার নানান ফরমান । ঢাকায় আসিয়া সে প্রাচ্যের অক্সফোর্ডের রাস্তায় ঘুরিতে লাগিল । জনে জনে জিজ্ঞাসিল " আধুনিক ইতিহাস শিক্ষা কোথা পাই ? " । এরুপ কোন ডিপার্ট্মেন্টের কথা কেহ বলিতে পারিল না । শেষে এক রিক্সাচালক ভ্রাতা বলিল " পাব্লিক লাইব্রেরী যান মামা , উহা জ্ঞান ভান্ডার " । পাব্লিক লাইব্রেরীতে গিয়া বাঙ্গাল নানা পুস্তক ঘাটিল । কিন্তু নুতন কিছুই পাইলো না । কোথায় আধুনিক ইতিহাস ? সবি তো গ্রাম্য বিদ্যালয়ে পড়ানো সেই পুরাতন ইতিহাস লাগিচ্ছে । মোটা মোটা বই টানিয়া বাঙ্গাল হাপাইয়া উঠিল । শেষে পুস্তক ছাড়িয়া পত্রিকা ধরিল । সহসা তাহার জ্ঞান নেত্র উন্মোচিত হৈল । আহা ! ইহাই তো খুজিতে ছিলাম । খাতা খুলিয়া বাঙ্গাল খসখস করিয়া নোট লৈতে থাকিল । " দুনিয়া কাপানো ত্রিশ মিনিট " - ১৯৫২ সালের ভাষা আন্দোলন বিষয়ে ২০১০ সালের পূর্বে কেহ এই বিষয়ে আলোকপাত করে নাই । শেষমেষ গ্রাম্যমুঠাফোন আর শহুরে প্রথম আলোই . . . ইহা ইতিহাসের খনি হৈতে টানিয়া তুলিয়া লোকের সুনাম কাড়ীল । ইহা আধুনিক ইতিহাস না হৈয়া যায় না । " ভাষা আন্দোলনে শেখ মুজিবের অবদান " . . . হুহু . . . ইহাও নুতন , ২০১০ সালের আগে কেহ এরুপ দাবি করে নাই । ১৯৫২ সালে তরুন যুবা শেখ মুজিব সুদূর কলিকাতায় বসিয়া সুতা টালিয়া বাংলা ভাষাকে রক্ষা করেছেন । গুনীলোকের কর্মপ্রক্রিয়াই অন্যরকম । ইহারা স্থান - কাল - পাত্রকে জয় করিয়া কোথা হৈতে কবে উদয় , কাহাকে কুপোকাত করে বুঝা যায় না । যথেষ্ট । বাঙ্গাল গুলিস্তান আসিয়া বাসে উঠিল । বাস যাত্রায় সে শুধুই ভাবিল । তাহার তন্ময় ভাবনা সুদূর প্রসারী । পরদিন গ্রামের মুরুব্বি জমায়েতে বাঙ্গাল তার খাতা খুলিয়া জ্ঞান বিতরন সারিল । একি শুনাইলো বাঙ্গাল । আবাল - বৃদ্ধ - বনিতা - সকলের মুখ সদ্য প্রস্ফুটিত শাপলার ন্যায় প্রসারিত হৈল । খাতা নামাইয়া রাখিয়া বাঙ্গাল বলিয়া চলিল " ভাষা আন্দোলনের সেই ত্রিশ মিনিটের আন্দোলনে যোগদিতে আমার বাবাও ঢাকা গিয়াছিল । মিছিল করিয়াছিল । শেষে পুলিশের ধাওয়া খাইয়া গ্রামে ফিরিয়া আসিয়াছিলেন । কিন্তু টিয়ারগ্যাসের প্রভাবে তাহার চোখে সমস্যা দেখা দেয় । এই সুযোগে তমিজ চাচা জমির দলিলে বাবার সাক্ষর করাইয়া জমির দখল লৈয়াছে । " তমিজ মিয়া দাড়াইয়া ছাতি উচাইয়া কহিল " তবেরে ! ছ্যাপ দিয়া গুনিয়া তোর বাবারে জমির দাম দিয়াছি । ভুলিয়া গিয়াছিস ! " বাঙ্গাল নির্লিপ্ত " ভাষার জন্য লড়াই করিতে গিয়া আমার বাবা জমিন হারাইয়াছেন । তোমরা আমার জমিন ফিয়াইয়া দাও । তমিজ চাচা . . . স্বাধীনতার বিপক্ষের শক্তি . . . ছলেবলে সে জমিন দখল নিয়াছে " । সকলে গুঞ্জন তুলিল । একিরম কথা , চাচা হৈয়া ভাতিজার হক মারিয়া দিল তমিজ ! বেশ গোল বাধিল । গ্রামের মসজিদের ইমাম কলহ থামাইতে বলিল " শোনো বাবা , বাঙ্গাল । তোমার বাবা আমার বাল্যবন্ধু ছিলেন । ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী আমরা একত্রে পলাইয়া সিনেমা দেখিতে শহরে গিয়াছিলাম । আল্লাহ মাফ করুন , উনার আত্মার শান্তি দিন " - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - অন্যান্য রম্য লেখা আধুনিক ইতিহাসের পাঠশালায় বাঙ্গাল , ' আ ' তে আওয়ামী , ' ব ' তে বাকশাল - প্রথম খন্ড ক্যান্টিনে শোরগোল ! - বাই বুয়েটিয়ান ফর বুয়েটিয়ান অফ বুয়েটিয়ান বুয়েটের ঝড় ডুয়েটেও আসিতেছে ! হুশিয়ার ! নয় রশি পীরের ( RP9 ) তাবীজ !
লাল শালু বিয়ে করি , কবিতা গেল শ্বশড় বাড়ি । উরা দুরা আড্ডা বাজ , কবিতা পারেনা করে গ্যাজ গ্যাজ । আমাদের অজিত গান ভুলে যাই শুনলে তার গীত । রাজ , আস্ত ফাকিবাজ । জেনারেশন , বাংলা এনিমেশন । চে , কখন ভাল বলে কখন বলে মাল খেয়ে । দুষ্ট ছেলে , কোথায় হারালে । টয় , মাঝে মধ্য আসে যায় । গৃহ হারা , রাইখনা আর মন মরা । শৈল্পিক ভাবনা , ঠিক মত
লালসালু বলেছেন : এই স্টেইজ অনেক আগেই পার হয়ে গেছে । এখন বিবাহের স্টেজ চলিতেছে ।
বাপ মায়ের কথা , বংশের কথা না সুধাইয়াই , একমাত্র প্রাণ - দাতা বলিয়া রাজকুমার তাকে বিয়া করতে প্রতিজ্ঞা করল ।
লালসালু বলেছেন : রেফারেন্স দিলে তো প্রিয়া আমার কাছে আইসা পড়ব
লোহাগাড়া ( চট্টগ্রাম ) সংবাদদাতা : : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বার আউলিয়ায় চৌমুহনীতে গভীররাতে ভয়াবহ অগ্নিকান্ডে বঙ্গবন্ধু পরিষদ এর অফিস ও তিনটি দোকান পুঁড়ে ছাই হয়ে যায় । গত গত রোববার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে ।
উনি যদি বলে , বেকারত্ব দুরীকরনের জন্য পীর - মাশায়েখ , হাদ্দিস - মুহাদ্দিস ' র সংখ্যা বাড়ানো হোক । মেনে নিন ভাই । উনি যদি বলে , অর্থনীতিতে প্রবৃদ্ধি বাড়াতে আরো নতুন নতুন মাজার ও নতুন নতুন ধর্ম ব্যবসার ক্ষেত্র তৈরী করতে হবে । তাও মেনে নিন । সরকারের কাছে প্রয়োজনে জোর দাবী জানান , ধর্ম ব্যবসা কল্যান মন্ত্রনালয় নামে নতুন মন্ত্রনালয় সৃষ্টি করে এই সব অকালকুষ্মান্ডকে সহযোগীতা করার জন্য ।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট , ২০১০ রাত ৮ : ১৯
ব্লগের এই পাতাটা আমি অনবরত এডিট করেছি । আর তারপর সবসময়ই মনে হয়েছে আমি আসলে আমার কথাটুকু ঠিক বোঝাতে পারছিনা ।
খাগড়াছড়ির আর কোথায় কোথায় বেড়ানো যায় কারো জানা থাকলে শেয়ার করার অনুরোধ রইলো ।
ময়মনসিংহ শহরের আমপট্রির দি নদীয়া শাল রিপারিং হাউসের মালিক জহিরুল হাসান বিপ্লবের বাসার কাজের মেয়েকে এক বছর বাসায় আটকিয়ে অমানুষিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে । গতকাল সোমবার দুপুরে কোতোয়ালি মডেল থানা পুলিশ বিপ্লবের ময়মনসিংহ শহরের ১০ / ৩ , হরি - কিশোর রায় রোডস্থ বাসা থেকে নির্যাতিতা রিনাকে ( ৩৫ ) উদ্ধার করেছে । মুক্তাগাছা উপজেলার কমলাপুর গ্রামের মৃত সিরাজুলের কন্যা রীনার নাম স্বামী মৃত খোরশেদ আলী । উদ্ধারের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদেরের সামনে সাংবাদিকদের নির্যাতনের বর্ণনা দিয়ে রিনা জানায় , পিতা - মাতা ও স্বামী তাকে কোনো দিন মারধর করেনি অথচ গৃহকর্তা প্রতিনিয়তই অকথ্য ভাষায় গালাগাল করে এবং মারধর করেছে । গত সোববার রাতে লোহার রড দিয়ে পিটিয়ে এবং কিল ঘুষি মেরে আহত করে । গত রোববার ও মারধর করেছে । সে কান্নায় ভেঙে পড়ে শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখায় । রিনা আরো জানায় , বিপ্লবের স্ত্রীও প্রতিনিয়তই তাকে মারধর করতো । গত এক বছর পূর্বে রিনা কাজ করতে আসে । সে থেকে তাকে বন্দি জীবনযাপন করতে হচ্ছে । কয়েকদিন পূর্বে বৃদ্ধা মাতা ফজিলা রিনার কাছ থেকে ৮০০ টাকা নিয়ে গেছে । সে বাড়িতে যেতে চাইলে তাকে যেতে দেয়নি গৃহকর্তা । রিনা গৃহকর্তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছে । এ দিকে শহরের ধর্ণাঢ্য ব্যবসায়ী জহিরুল হাসান বিপ্লবকে বাঁচাতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি মহল জোর তদবির চালাচ্ছে । পুলিশ রিনাকে উদ্ধার করলেও রহস্যজনক কারণে বিপ্লবকে আটক করেনি । এদিকে রহস্যজনক কারণে এ ঘটনাটির ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাও গা ছাড়াভাব । এ ব্যাপারে পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক জানান , কাজের মেয়ে রিনা হয়তো পড়ে গিয়ে আহত হয়ে আঘাত পেয়ে থাকতে পারে । কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জানান , রিনার ওপর মারধরের বর্ণনা নেয়া হচ্ছে । তার বির্বরণ অনুযায়ী মামলা নেয়া এবং অভিযুক্ত জহিরুল হাসান বিপ্লবকে গ্রেফতার করা হবে । মহিলা পরিষদ ময়মনসিংহ জেলার সভানেত্রী সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন , সাধরণ সম্পাদিকা মনিরা সুলতানা অনু , মানবাধিকার কমিশন শহর শাখার সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক গতকাল দুপুরে থানায় রিনার সঙ্গে দেখা করেছেন । তারা মামলা রুজু করে অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করাসহ অসুস্থ রিনাকে চিকিৎসা দেয়া জন্য হাসপাতালে পাঠাতে পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন ।
নছরের হাতে যথেষ্ট টাকা পয়সা হইল । সে অঙ্গী নামক এক শহরে ব্যবসা খুলিয়া দিল । এই অঙ্গীশহর ব্রহ্মদেশের অন্তর্গত । এই দেশের বর্ণনা প্রসঙ্গে বলা হইয়াছে -
ভাগবত সেই দরখাস্তখানি লইয়া দিল্লির দিকে না গিয়া প্রতাপাদিত্যের কাছে গেল । মহারাজকে কহিল , " উদয়াদিত্যের এক ভৃত্য এই দরখাস্তটি লইয়া দিল্লির দিকে যাইতেছিল , আমি কোনো সূত্রে জানিতে পারি । ভৃত্যটা দেশ ছাড়িয়া পলাইয়া গেছে , দরখাস্তটি লইয়া আমি মহারাজের নিকট আসিতেছি । " ভাগবত সীতারামের নাম করে নাই । দরখাস্ত পাঠ করিয়া প্রতাপাদিত্যের কী অবস্থা হইল তাহা আর বলিবার আবশ্যক করে না । ভাগবতের পুনর্বার রাজবাড়িতে চাকরি হইল ।
শ্রাবণ মেঘের দিন বলেছেন : আরে পুরো নাম দিয়েছি কিসের জন্য । না হলে আমি তো আর আমি থাকবো না ।
ঢাকা , ২৭ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মঞ্জুর হত্যাচেষ্টা মামলায় তার স্বামী হাসান সাঈদকে অভিযুক্ত করে আগামী সপ্তাহে আদালতে অভিযোগপত্র ( চার্জশিট ) দাখিল করবে গোয়েন্দা পুলিশ । দণ্ডবিধির ৫টি ধারায় অভিযোগ এনে এখন চার্জশিট দাখিলের জোর প্রস্তুতি চলছে । মহানগর গোয়েন্দা পুলিশের উপ - কমিশনার মনিরুল ইসলাম জানান , সাক্ষ্য - প্রমাণে হাসান সাঈদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে । এ ঘটনায় গ্রেফতার সাইদকে চার দফায় ৬ দিনের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রোববার কারাগারে পাঠানো হয় । গোয়েন্দা পুলিশের উপ - কমিশনার ( দক্ষিণ ) মনিরুল ইসলাম জানান , চার দফায় ৬ দিনের রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদে সাইদ তার স্ত্রীকে নির্যাতন ও হত্যাচেষ্টার কথা স্বীকার করেছেন । তবে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হননি । এ ব্যাপারে ডিসি - ডিবি বলেন , তাদের দেয়া তথ্য যাচাই - বাছাই করেও সাইদের অপরাধের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে । তদন্ত এখন শেষ পর্যায়ে । চার্জশিট তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে । সবকিছু ঠিকভাবে চললে আগামী সপ্তাহে আদালতে চার্জশিট দাখিল করা সম্ভব হবে বলে জানান তিনি । আদালতে প্রমাণ করতে পারলে হাসান সাঈদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে । এছাড়া চিকিৎসায় রুমানার চোখ ভালো না হলে এক্ষেত্রে আরো একটি ধারা যোগ হতে পারে । আর ওই ধারা যুক্ত হলে প্রমাণ সাপেক্ষে ফাঁসিও হতে পারে হাসান সাঈদের । এদিকে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে রুমানার চোখ , নাক ও ঠোঁটের ক্ষতস্থানের চিকিৎসা চলছে । রুমানার বাবা মনজুর হোসেন বলেছেন , তার মেয়ের নাকের ক্ষত দ্রুত সেরে উঠছে । তবে চোখের অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি । পাশাপাশি মাথায় আঘাতের চিকিৎসাও চলছে । পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত রুমানাকে এ হাসপাতালেই রাখা হবে বলে জানান তিনি । তার আবেদনের ভিত্তিতে গত শুক্রবার রাত থেকেই হাসপাতালে রুমানার কেবিনের সামনে পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে । প্রসঙ্গত , গত ৫ জুন রাজধানীর ধানমণ্ডির বাসায় স্বামীর নিষ্ঠুর নির্যাতনের শিকার হন রুমানা মঞ্জুর । উন্নত চিকিৎসার জন্য গত ১৪ জুন তাকে ভারতে নেয়া হয় । সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন , রুমানার দুই চোখই নষ্ট হয়ে গেছে । অলৌকিক কিছু না ঘটলে তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই । ভারতে চিকিৎসা শেষে গত ২০ জুন তাকে দেশে ফিরিয়ে আনা হয় । ( শীর্ষ নিউজ ডটকম / এসআর / এনডিএস / ২১ . ২০ঘ . )
বর্গাচাষি আব্দুল রাজ্জাক তিন বিঘা জমি বর্গা নিয়ে কালোজিরার আবাদ করেছেন । বিঘা প্রতি বর্গার জন্য ৬ হাজার টাকা এবং কালোজিরা উৎপাদনে খরচ ৬ হাজার টাকা । মোট বিঘাপ্রতি ১২ হাজার টাকা খরচে তার জিরা বিক্রি করে আয় হবে ২৪ থেকে ৩০ হাজার টাকা । এতে তিনি অনেক খুশি । কেননা কালোজিরা আবাদে পানি , সারা বা নিরানিতে খরচ নেই বললেই চলে ।
জামায়াত নেতাদের সঙ্গে কথা বলছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা । জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জামায়াত নেতাদের হত্যা ও নির্যাতনের কিছু ভিডিও চিত্র দেখানো হয় । একই সঙ্গে তাদের সামনে উপস্থাপন করা হয় জামায়াতের মুখপাত্র সংগ্রাম পত্রিকার সেই সময়কার কিছু পেপার কাটিং । এসব দেখে নিশ্চিুপ থাকেন তারা । এছাড়াও হরতালের আগের রাতে ভাংচুর ও অগ্নিসংযোগের ভিডিও চিত্রও দেখানো হয় মুজাহিদ ও সাঈদীকে । ঘটনার সময় পাশেই দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি মোবাইল ফোনে এই ভিডিও করেন ।
লুৎফর ফরাজী বলেছেন : চমৎকার লাগল রাজ ভাইয়ের উপস্থাপনা । এরকম জঘন্য নাটকের চিত্রায়ন দেখতে দেখতেই মনে হয় জীবনটা পাড় করে দিতে হবে ! অতি আধুনকিতার ( লিভ টুগেদার ) ঘৃণ্য একটি চিত্র চিত্রিত হল এই জঘন্য ঘটনায় । আমারো প্রশ্ন - এরকম জঘন্য অমানুষের সাথে গত ৮ বছর কাটালো কিভাবে জনাবা শিক্ষিকা ! ! ! ? ? ?
বাহুবল ( হবিগঞ্জ ) উপজেলা সংবাদদাতা ঃ বাহুবলে ৫ বছর বয়ষ্ক শিশুকে জবাই করে হত্যা করা হয়েছে । পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে একই পরিবারের ৫ জনকে আটক করেছে । ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার উপজেলার পুটিজুরী ইউনিয়নের গাজীপুর গ্রামে ।
জর্জিস বলেছেন : খানা পিনার গন্ধ পাওয়া যাচ্ছে এখানে
নীলফামারী , ১০ জুলাই : বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নীলফামারীর ডিমলার পল্লীতে মাকে জিম্মি করে এক কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়েছে ।
ঢাকা , ১২ জুলাই : জাতীয় নির্বাচন ২০১৪ কে সামনে রেখে ভোটার হালনাগাদের পাইলট কার্যক্রম শুরু হচ্ছে । মঙ্গলবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও নওগাঁর পত্মিতলা উপজেলায় প্রাথমিকভাবে এ কার্যক্রম শুরু করা হবে ।
রাজ বলেছেন : ছিল . . . তয় সমস্যা হইলো আপনে তখন দেশের বাহিরে ছিলেন তো , তাই আর বলি নাই . . . . .
বিদ্যালয়টা ছুটি হলো ছুটি হলো কারখানা তৈরি হলো দুপুর বেলার ফিরনি পায়েস আর খানা
# ছ্যাকা খেয়ে ফেলেছেন , কাহিনী কি শেষের দিকে : - ? নাকি আরো কোন নায়িকা আছে : x : x
আর লোকে দেখে ভাববে - বিরহবাগান ঐ উঠানে তো বেশ মানিয়েছে
লেখক বলেছেন : যুদ্ধাপোরাধী রাজাকারদের বিচার হতেই হবে বাংলার মাটিতে ! ! !
সত্য সন্ধানী আমি বলেছেন : জোকে লাইক দিতে হলোই
জামালপুর , ১২ জুলাই : জামালপুরের সরিষাবাড়ি উপজেলার রঘুনাথপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু - পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছে । বিস্তারিত আসছে … . বার্তা২৪ ডটনেট / এটি . . . বিস্তারিত »
নেত্রকোনা , ২৯ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের রাজপাড়া গ্রামে একটি বাড়িতে গণকবরের সন্ধান পাওয়া গেছে ।
পুরনো কোন সমস্যার সমাধান হতে পারে । বিলাসদ্রব্য লাভ হতে পারে । মাতৃস্বাস্থ্যের উন্নতি হতে পারে । প্রিয়জনের সংস্পর্শে আনন্দময় সময় কাটবে । পাওনা আদায়ে তাগাদা দিন ।
দিনাজপুর , ১৩ জুন : দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার প্রথম নির্বাচন রোববার অনুষ্ঠিত হয় । এতে মেয়র পদে পৌর বিএনপির সভাপতি আব্দুস ছাত্তার মিলন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । ২০০৫ সালের ১২ ফেব্রুয়ারি ঘোড়াঘাট ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করা হয় । সীমানা সংক্রান্ত একটি মামলার পরিপ্রেক্ষিতে এতোদিন ঝুলে ছিল এর নির্বাচন । পরে বাদিপক্ষ উচ্চ আদালতে মামলাটি প্রত্যাহার করে নিলে গত রোববার প্রথমবারের মতো নির্বাচন হয় । বার্তা২৪ ডটনেট / আজা / সাফা
এলাকাবাসী জানায় , বরগুনার আমতলী ও পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদী সাগর মোহনা এবং শারিকখালী গ্রামের ডোন নদীর সংযোগস্থলে সত্তর দশকে পানি উন্নয়ন বোর্ড বাঁধ ও ক্লোজার নির্মাণ করে । লবণ পানির হাত থেকে কৃষি জমি রক্ষায় এ বাঁধ ও ক্লোজার নির্মাণ করা হয় । তবে নব্বই দশকে একটি প্রভাবশালী মহল মাছ চাষ করতে নামমাত্র মূল্যে ইজারা নিয়ে বাঁধসহ ক্লোজার দখল করে নেয় । প্রভাবশালীরা ক্লোজার দিয়ে তাদের ইচ্ছামত নদীর লবণ পানি ওঠানামা করানোর কারণে কৃষি কাজ বন্ধ হয়ে যায় ।
ওয়া আলাইকুম আসসালাম । আপনার ফাটাফাটির রহস্য বুঝলাম না । তবে আপনাকে স্বাগতম ।
এছাড়া তিনি জীবনের একটি বড় সময় ব্যয় করেন ইসলামী আন্দোলনে । বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠিত হলে তিনি একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করতে থাকেন । মৃত্যু অবধি এ সংগঠনের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন । বহুমুখী প্রতিভার অধিকারী মাওলানা সিদ্দীকুর রহমান রহ . , লেখালেখির অঙ্গনেও সরব ছিলেন । তিনি ' কাশফুল বারী ফি সাহিহীল বুখারী এর বাংলা সম্পদনাও করেছেন । ব্যক্তিগত জীবনে তিনি একেবারে স্বাভাবিক ছিলেন । সবসময় নিজের বাজার নিজেই করতেন । এমন একজম মানুষের বিদায় সত্যিই বেদনার । প্রভুর কাছে প্রার্থনা তিনি যেন তাকে জান্নাতবাসী করেন ।
নওগাঁ , ২৬ জুন : নওগাঁর মান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও পাঁচ জন আহত হয়েছেন । রোববার বিকেল সাড়ে ৫টায় নওগাঁ - রাজশাহী মহাসড়কে মান্দা উপজেলার সাতবাড়িয়া চেয়ারম্যানের মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে । মান্দা থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান , বিকেলে সাতবাড়িয়া চেয়ারম্যানের মোড়ে মোটরসাইকেল এবং যাত্রীবোঝাই ভটভটি ' র মুখোমুখি সংঘর্ষ হয় । এতে মোটরসাইকেল আরোহী উপজেলার সাতবাড়িয়া গ্রামের দেলোয়ার হোসেন ( ৩৬ ) এবং একই উপজেলার কাঞ্চন গ্রামের রহিদুল ইসলাম ( ৩৮ ) আহত হন । তাদের মান্দা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত . . . বিস্তারিত »
1 . রংপুরে আবাসিক হোটেলে পতিতাবৃত্তি বন্ধের দাবিতে বিক্ষোভ 2 . মিঠাপুকুরে বাস উল্টে ও বজ্রপাতে আহত ৩২ 3 . রংপুরে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে 4 . উত্তরাঞ্চলের ৩০ লাখ চাষির সেচ ভর্তুকির টাকা বন্ধ 5 . রংপুরে বিএনপি - জামায়াতের বিক্ষোভ মিছিল
শেরপুর , ২৬ জুন : রোববার শেরপুরের আদালতে পানি সম্পদ প্রতিমন্ত্রীর গাড়ি ভাঙচুর মামলায় জেলা জাতীয় পার্টির ( এরশাদ ) যুগ্ম সম্পাদক মো . জয়নাল আবেদীন এবং জেলা যুব সংঘতি ' র সাধারণ সম্পাদক মো . মুরাদুজ্জামান হাজিরা দিতে গেলে আদালত তাদের আটকাদেশ দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দিয়েছে ।
আমার এক বান্ধবী একটা নতুন বুটিকস শপে খুলতেছে . . . সময় হলে সবাইকে আমন্ত্রন জানানো হবে । দোকানের অবস্থান হবে ধানমন্ডি এরিয়াতে । গত ২ দিন ধরে আমার মাথা খাইয়া ফেলতেছে একটা সুন্দর নাম দেয়ার জন্য । কিন্তু আমি যত গুলি নাম বলছি সব গুলা নাকি আগেই দোকান আছে . . . বুটিকশপে মূলত দেশী বিভিন্ন ধরনের ড্রেস পাওয়া যাবে । সমস্যা . . .
গতকাল দুপুরে এ সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিলের পর অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহম্মেদ তালুকদারের নেতৃত্বে বিএনপিপন্থি আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন । তারা ' এ চার্জশিট মানি না . . মানব না ' বলে স্লোগান দেন । অপরদিকে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা ' তারেক জিয়ার ফাঁসি চাই ' বলে স্লোগান দেন । অবশ্য বিশৃক্সখল পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালতপাড়ায় নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা । সকাল থেকেই সিএমএম আদালতপ্রাঙ্গণ , আশপাশের বিভিন্ন রাস্তার মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় । সোয়া ২টায় সিআইডির কর্মকর্তা সামিউল বাসিত , গোলাম মাওলা , সোহরাব হোসেন একটি মাইক্রোবাসযোগে দুটি ট্রাঙ্কে করে কাগজপত্র নিয়ে আসেন এবং মামলার অভিযোপত্র আদালতের সংশ্লিষ্ট শাখায় দাখিল করেন । অভিযোগপত্র দাখিলের আগে ও পরে আদালতপ্রাঙ্গণসহ আশপাশ এলাকায় পক্ষে - বিপক্ষে খণ্ড খণ্ড মিছিল হলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ছিল ।
মামলার বিবরনে জানা যায় , দড়িকান্দি গ্রামের নুরুল ইসলাম ভুইয়ার শিশু কন্যা ও মুরাদনগর মাদার কেয়ার কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেনীর ছাত্রী ( ৮ ) বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে ভুবনঘর গ্রামের মৃত আব্দুল মালেক মুন্সীর বাড়িতে ঢুকে । তখন মৃত আব্দুল মালেক মুন্সীর ছেলে ওয়াসিম মিয়া ( ৩২ ) ওই মেয়েটিকে তার ঘরে নিয়ে জোর পূর্বক পড়নে থাকা কাপড় চোপড় খুলে যৌন কামনা চরিতার্থ করার চেষ্টা করে । তখন মেয়েটি চিৎকার করলে লোকজন আসার ভয়ে তাকে ছেড়ে দেয় । মেয়েটি বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবা মা ' কে জানালে তারা রাত অনুমান ৯টায় ওই বাড়িতে গিয়ে ঘটনাটি জিজ্ঞাসাবাদ করলে উত্তেজিত হয়ে ওয়াসিম মিয়া মেয়ের বাবা নুরুল ইসলাম ভুইয়াকে এলোপাতাড়ি কিল , ঘুষি , লাথি ও মুড়া মাড়িয়া আহত করে । তখন তাকে চিকিৎসার জন্য মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । এ ব্যাপারে মেয়েটির মা মিনু আক্তার বাদী হয়ে দু ' জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শুক্রবার মুরাদনগর থানায় মামলা করেছেন । মামলার পর থেকে ওই পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভূগছে । শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকার এক শ্রেনীর দালাল চক্র বিষয়টি মিমাংসার নামে অর্থ বানিজ্য করার চেষ্টা করছে বলে জানা গেছে ।
আসলে ভালো লিখার সমালোচনা নয় , শুধুই প্রসংসা করা যায় .
@ লিভিং আর্টস , " আমার চিঠি " বইটিতে কাদের লেখা স্থান পেয়েছে তা দেখতে ' মাহমুদুল হাসান রুবেল ' এর ব্লগে গিয়ে দেখুন , " আমার চিঠি " বইতে এবং " ই - বুক " এ কাদের লেখা চিঠি স্থান পেয়েছে তা দেওয়া আছে । এছাড়া আপনি যদি দেশেই থাকেন , বইমেলা থেকে ৩৩০ নম্বর স্টল থেকে বইটি সংগ্রহ করতে পারেন ।
ভাবছিলাম মামা খালাদের নিয়া পোস্ট লেইখাই শেষ . . . পরে মনে হইলো চাচাদেরে নিয়া কিছু একটা লেখা দরকার , নাইলে পিতৃঋণ শোধ হবেনা . . . না না শোধ হবেনা . . .
Download XML • Download text