bpy-24
bpy-24
View options
Tags:
Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.
সড়ক দুর্ঘটনা জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৩৪৩ জন । যা গড়ে প্রতিদিন ১১ জনেরও বেশি । এসব ঘটনায় আহত হয়েছেন ৮৪০ জন অর্থাৎ প্রতিদিন গড়ে ২৭ জনেরও বেশি ।
আরো সময় নিয়ে লিখলে ভালো করবে । এটা মোটামুটি হয়েছে ।
আমি এ ব্যাপারে বিশেষভাবে অজ্ঞ । তাই আমার বিশেষজ্ঞ মতামত হল : জীবনে নতুন অভিজ্ঞতার খুব বেশি দরকার পড়লে ছ্যাঁকা খান । খাওয়ার পর অভিজ্ঞতা লাভ শেষ হলে নতুন কোনো অভিজ্ঞতার আর প্রয়োজন নাই - এরকম মনে করবেন না । আবারও প্রস্তুতি নিন , আবারও উদ্যমী হোন , প্রয়োজনে আবারও ছ্যাঁকা খান ।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সন্তোষ মণ্ডল বলেন , " মাটিতে লবণাক্ততার পরিমাণ বেশি । তবে দু ' একবার চাষাবাদের পর এই লবণাক্ততা কেটে যাবে । "
ছানাবড়া - ৪ সঞ্চয় পত্র হইতে প্রাপ্ত সুদকে উৎসে করের আওতায় আনিয়াছেন এবং শেয়ারে বিনিয়োগকারীদের ছাঁড় দিয়াছেন । তাহার মানে ইহা দাড়াইল চাকুরীজীবী মানুষ এবার উপার্জিত অর্থে আয়কর দেবে / আর শেয়ারে টাকা খাটাইলে আপনার মূলধনী মুনাফা আয়কর মুক্ত ।
নাম তার সৌরব এই ব্লগের গৌরব ছবি তিনি তোলেন ভালো চশমা ছবি সাদা কালো ( ঠান্ডু মিয়া )
মানিকগঞ্জে পিটুনিতে একজন নিহত : মানিকগঞ্জ প্রতিনিধি জানান , সদর উপজেলায় গরু চোর সন্দেহে অজ্ঞাত ( ৩২ ) এক গ্রামবাসী পিটুনিতে মারা গেছে । পুলিশ জানিয়েছে , উপজেলার ভাটবাউর গ্রামে গতকাল ভোররাতে এ ঘটনা ঘটে । ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । মানিকগঞ্জ সদর থানার এসআই কামাল হোসেন জানান , বৃহস্পতিবার রাত ২টার দিকে তিন / চার চোর ভাটবাউর গ্রামের তারা মিয়ার বাড়িতে গরু চুরি করতে যায় । তিনি বলেন , তারা একটি গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন টের পেয়ে চিত্কার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে । তখন মসজিদের মাইক দিয়েও লোকজনকে জানানো হয় । একপর্যায়ে প্রামবাসী একজনকে ধরে পিটুনি দেয় । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । তার সহযোগীরা গরুটি নিয়ে পালিয়ে যায় । এসআই কামাল আরও জানান , খবর পেয়ে গতকাল সকালে ভাটবাউর গ্রামের একটি সরিষা ক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার করা হয় ।
ঢাকা , ১১ জুলাই : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দাখিলকৃত আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে আগামী ১৪ জুলাই বৃহস্পতিবার শুনানি হবে । . . . বিস্তারিত »
আপনি দেখছেন : UTC + ৬ ঘন্টা মোট 1 পাতা থেকে পাতা 1
ইত্তেফাক সাময়িকী : আপনি নজরুলের গানের প্রতি ঝুঁকলেন কীভাবে ?
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়নের ৭৫ জন চেয়ারম্যান প্রার্থী , সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৭ জন ও সাধারণ সদস্য পদে ৩৬৬ জন মোট ৫৩৮ জন আষাঢ়ের ঝড় বৃষ্টি উপেক্ষা করে গণসংযোগ , পথসভা ও উঠানবৈঠক করে ব্যস্ত সময় পার করছেন । উপজেলার ১২টি ইউনিয়ন যেন নির্বাচনী জ্বরে কাপছে । সর্বত্র বইছে নির্বাচনী আমেজ । নির্বাচনী প্রচারণায় এবার তরুণ ও নতুন প্রার্থীরা সাবেককে চাইতে এগিয়ে । এবারের নির্বাচনে সভা - সমাবেশ , মিছিল , শোডাউন না থাকায় বিরাজ করছে অন্য রকম এক পরিবেশ যেন যুদ্ধ হচ্ছে তুমুল কিন্তু শব্দ হচ্ছেনা । পোষ্টার , ব্যানার ও ফেষ্টুনে ছেয়ে গেছে অলি - গলি ও গাছের ডাল - পালা । এ বর্ষা মৌসুমে ঝড় বৃষ্টিতে ভিজেও প্রার্থীরা চালাচ্ছেন তাদের বিরামহীন প্রচারণা । ভোট পাওয়ার জন্য প্রার্থীরা মহিলা সমর্থকদেরকেও পাঠাচ্ছেন ভোটারদের বাড়ী বাড়ী । ঘুম নেই প্রার্থী সমর্থকদেরও । অপর দিকে পুরনো আত্মীয় - স্বজনদের খোজ - খবর নেয়াসহ আম - কাঠাল দেওয়ার মাধ্যমে ভোট প্রার্থনা করছেন । ভোটারদেরকে কাছে টানার জন্য প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি । তবে ভোটাররা এবার ভোট দিবেন বুঝে শুনে । তারা খুব সচেতন । যাদের দ্বারা এলাকার উন্নয়ন হবে এবং কাছে পাওয়া যাবে তাদেরকেই এবার ভোট দিবেন ভোটাররা । তারা চান একটি সুষ্ঠ , অবাদ ও নিরপেক্ষ নির্বাচন । আগামী ২৩ জুন এ উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে । উপজেলার যে সকল ইউনিয়নে যে সকল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করছেন । ষাটনল ইউনিয়নে ভোটার সংখ্যা ১০ হাজার ১ ' শ ২ জন । আর এখানে চেয়ারম্যান প্রার্থী ৮ জন । চেয়ারম্যান পদে , একেএম শরীফ উল্যাহ সরকার ( দেওয়াল ঘড়ি ) , বর্তমান চেয়ারম্যান দেওয়ান গোলজার আলম ( জাহাজ ) , সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী ( আনারস ) , ফেরদৌস আলম ( গরুর গাড়ি ) , মাহবুব আলম ( কাপ পিরিচ ) , শাহজালাল প্রধান ( মাইক ) , আবু হানিফ ( দোয়াত কলম ) , নবীর হোসেন ( তালা ) । সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪ ও সাধারণ সদস্য পদে ৩৩ জন । এখলাছপুর ইউনিয়নে ভোটার সংখ্যা ৭ হাজার ৪ ' শ ৬৫ জন । আর এখানে চেয়ারম্যান প্রার্থী ৬ জন । তারা হলেন , বর্তমান চেয়ারম্যান মেছবাহ উদ্দিন জনি ( দেওয়ালঘড়ি ) , সাবেক চেয়ারম্যান হাজী মোছাদ্দেক হোসেন মুরাদ ( গরুর গাড়ী ) , এ্যাডঃ জসিম উদ্দিন ( আনারস ) , নজরুল ইসলাম ( তালা ) , শাহাদাৎ হোসেন বেপারী ( দোয়াত কলম ) । সাংবাদিক ফরিদ উদ্দিন সিদ্দিকি ( জাহাজ ) , সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ২৬ জন । জহিরাবাদ ইউনিয়নে ৭ হাজার ৭১ জন । আর এখানে চেয়ারম্যান প্রার্থী ৪ জন । তারা হলেন , মনিরুজ্জামান কানু ( দেওয়াল ঘড়ি ) , আলী আক্কাছ বাদল ( আনারস ) , মুক্তার হোসেন ( গরুর গাড়ি ) , সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম কাজল ( তালা ) , সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ জন ও সাধারণ সদস্য পদে ২৩ জন । ফরাজীকান্দি ইউনিয়নে ভোটার সংখ্যা ২১ হাজার ৬ ' শ ৭০ জন । আর এখানে চেয়ারম্যান পদে প্রার্থী হলেন ৩ জন । তারা হলেন , আব্দুল আউয়াল ( তালা ) , কামাল উদ্দিন গাজী ( আনারস ) , দেলোয়ার হোসেন দানেশ ( গরুর গাড়ি ) , সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩১ জন । ফতেপুর পশ্চিম ইউনিয়নে ভোটার সংখ্যা ১২ হাজার ১৩৩ জন । আর চেয়ারম্যান পদে প্রার্থী হলেন ১২ হন । তারা হলেন , বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন খন্দকার ( মাইক ) , নূর মোহাম্মদ ( আনারস ) , কাজী মেজবাহ উদ্দিন মজিদ ( বালতি ) , মোজাম্মেল হক সরকার ( গরুর গাড়ি ) , একেএম গোলাম হোসেন ( কাপ পিরিচ ) , বোরহান উদ্দিন প্রধান ( গিটার ) , সাদেকুর রহমান ( তালা ) , হাজী শাহাবুদ্দিন ভূঁইয়া ( জাহাজ ) , সলিমউল্যাহ লাভলু ( টেলিফোন ) , আব্দুল লতিফ বেগ ( দেওয়াল ঘড়ি ) , ফখরুল ইসলাম ( চশমা ) , শাহজাহান প্রধান ( দেওয়াত কলম ) । সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ ও সাধারণ সদস্য পদে ৩৩ জন । সুলতানাবাদ ইউনিয়নে ভোটার সংখ্যা ১১ হাজার ৩৬৫ জন । আর এখানে চেয়ারম্যান পদে প্রার্থী ৭ জন । তারা হলেন , সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম পাটোয়ারী ( তালা ) , সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী ( দোয়াত কলম ) , মঞ্জুর মোর্শেদ স্বপন ( গরুর গাড়ি ) , আবুবকর সিদ্দিক খোকন ( আনারস ) , শফিকুল ইসলাম ( কাপ পিরিচ ) , রওশন আরা ( জাহাজ ) , আঃ করিম সরকার ( দেওয়াল ঘড়ি ) । সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন । বাগানবাড়ী ইউনিয়নে ভোটার সংখ্য ১২ হাজার ৬৬৯ জন । আর এখানে চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন । তারা হালেন , বর্তমান চেয়ারম্যান ফয়েজ আহমেদ ( তালা ) , মুক্তিযোদ্ধা নান্নু মিয়া ( আনারস ) , সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মাষ্টার ( দেওয়ালঘড়ি ) , আব্দুল্লাহ আল মামুন ( গরুর গাড়ি ) , হারুন অর রশিদ ( কাপ পিরিচ ) । সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৭ জন । ফতেপুর পূর্ব ইউনিয়নে ভোটার সংখ্যা ১৩ হাজার ১৫৯ জন । আর এখানে চেয়ারম্যান পদে ১২ জন । তারা হলেন , বর্তমান চেয়ারম্যান গোলাম নবী বাদল ( কাপ পিরিচ ) , এ্যাডঃ শাহরিয়ার ডালিম ( দেওয়াল ঘড়ি ) , আবুল কাশেম ( আনারস ) , আজমল হোসেন চৌধুরী ( গরুর গাড়ি ) , মজিদ বেপারী মধু ( টেলিফোন ) , মোস্তফা কামাল ( মাইক ) , আব্দুল কাইউম খান ( চশমা ) , আব্দুর রাজ্জাক ( জাহাজ ) , কাজী সালাউদ্দিন ( তালা ) , মনির হোসেন সরকার ( দোয়াত কলম ) , আবুল কালাম সরকার ( বালতি ) । সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৬ জন । দূর্গাপুর ইউনিয়নে ভোটার সংখ্যা ১৫ হাজার ৫৮০ জন । আর এখানে চেয়ারম্যান পদে ৯ জন । তারা হরেন , বর্তমান চেয়ারম্যান এহসান মিয়া ( দেওয়াল ঘড়ি ) , মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ( গরুর গাড়ি ) , দেওয়ান আবুল খায়ের ( মাইক ) , আরিফুল ইসলাম ইমন ( আনারস ) , একেএম আজাদ ( কাপ পিরিচ ) , খন্দকার সাইফুল ইসলাম মানিক ( জাহাজ ) , তোফাজ্জল হোসেন ( তালা ) , মমিন আলী দেওয়ান ( দোয়াত কলম ) , আবু বকর সিদ্দিক ( চশমা ) । সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন ও সাধারণ সদস্য পদে ৩০ জন । ইসলামাবাদ ইউনিয়নে ভোটার সংখ্যা ৯ হাজার ৯৮৪ জন । আর এখানে চেয়ারম্যান পদে ৫ জন । তারা হলেন , সাজেদুল হাসান বাতেন ( দেওয়ালঘড়ি ) , সাবেক চেয়ারম্যান শাহ মোঃ আল আমিন সরকার ( দোয়াত কলম ) , মোঃ মানিক ( আনারস ) , মঈনউদ্দিন আহমেদ ( গরুর গাড়ি ) , রফিকুল ইসলাম ( তালা ) । সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৪ জন । সাদুল্যাপুর ইউনিয়নে ভোটার সংখ্যা ১২ হাজার ৭৮৪ জন । আর এখানে চেয়ারম্যান পদে ৫ জন । তারা হলেন , বর্তমান চেয়ারম্যান মজিবুর রহমান সরকার ( দোয়াত কলম ) , সাবেক চেয়ারম্যান জোবায়ের আজিম পাঠান স্বপন ( আনারস ) , মুন্সী লোকমান আহমেদ ( দেওয়াল ঘড়ি ) , রানা আহমেদ রফিক ( গরুর গাড়ি ) , রফিকুল ইসলাম মাষ্টার ( তালা ) । সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন । মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন । সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩০ জন ।
( ৫ ) তাঁর সাল্লাল্লাহু ' আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত , ঐ সকল সমপ্রদায়ের জন্য যারা জান্নাতে প্রবেশ করবে বিনা হিসাবে ও বিনা শাস্তিতে । এর প্রমাণ -
উড়া ধুরা আড্ডাবাজ বলেছেন : ভাই মিলাইতে পারি নাই তাই
রাজপুত্রের প্রথম ইচ্ছের ব্যাপারেই রাজা অদ্ভূতচন্দ্র একটুখানি টাল খেয়েছেন । মন্ত্রী ঘরে ঢুকে বললেন - মহারাজ ! - উঃ ! বাবাজীর দ্বিতীয় ইচ্ছেটা কি বল । - মহারাজ ! এবারে রাজকোষ ! বড়ো গোছের একটা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মন্ত্রী বললেন । - য়্যাঁ ! কি বললে ? রাজকোষ ? জিজ্ঞাসা করলেন রাজা । - হ্যাঁ মহারাজ ! রাজকোষ । - হুঃ ! রাজা ডানহাতের আঙ্গুল দিয়ে কপালের রগ টিপে ধরে একটু ভাবলেন । তারপর বললেন - দিয়ে দাও । - দিয়ে দেবো ? রাজকোষ ! - হ্যাঁ , ইচ্ছে পূরণতো করতেই হবে ।
এতে ঘটনাস্থলেই মাওলানা শামসুল হুদা নিহত হন । আহত হন নিহতের পুত্র হাফেজ জুনাইদ । এছাড়া স্থানীয় পল্লী ডাক্তার মাওলানা আকতারসহ আরো একজন গুরুতর আহত হন । নিহতের লাশ মর্গে পাঠানো হয় ।
বিকালের নাশতায় ঝটপট তৈরি করা যায় , আবার ছোট - বড় সবারই মুখরোচক হয় এমনই চার নাশতার আইটেম দেওয়া হলো
প্রশ্ন ( ৪০ / ৪০ ) : ছালাতের জামা ' আতে মুছল্লীরা পরস্পর পায়ের কনিষ্ঠা আঙ্গুলের সাথে কনিষ্ঠা আঙ্গুল মিলাবে , না গোড়ালীর সাথে গোড়ালী মিলাবে ? মাসবূক মুছল্লীগণ পায়ে পা ও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে না পৃথক পৃথক দাঁড়াবে ? - আব্দুল হালীম হরিপুর , বাগমারা , রাজশাহী ।
সিরিয়ায় বিশৃঙ্খলা শুরু হয় চারমাস আগে জর্ডানের সঙ্গে সীমান্তবর্তী ডেরা শহরে , আর তারপর তা সারাদেশে ছড়িয়ে পরে . সিরিয়ার মানবাধিকার রক্ষাসংগ্রামীরা জানাচ্ছেন , যে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে এপর্যন্ত একহাজার তিনশোরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে .
মূলত এই ভাবনাই তাদের দ্রোহী হতে সাহায্য করে । যদিও এটাই একমাত্র কারন নয় , তবে অন্যতম প্রধান কারন এটাই ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্ত দিয়ে ২ শিশুকে ভারত পাচারকালে আটককৃত ২পাচারকারীকে ঘটনার ৩দিন পর আজ রোববার আদালতে পাঠানোকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে । তবে ভোলাহাট থানার ওসি শহীদ সারওয়ার্দী জানান , শুক্রবার রাতের ঘটনা হওয়ায় শনিবার মামলা হয়েছে এবং আজ রোববার আসামীদের আদালতে পাঠানো হয়েছে ।
আলোকিত লিখেছেন : অনেকে বাসায় ক্যাকটাস , ফার্ণ ইত্যাদি অপ্রয়োজনীয় গাছপালা দিয়ে বাগান করেন , শোভা বর্ধনের জন্য । এগুলো না লাগিয়ে শাকসবজী লাগালে অনেক উপকার হত । সবজী কেনার টাকা দিয়ে অন্য কাজ করতে পারত , দেশের অর্থনীতি সমৃদ্ধ হত
কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া পশ্চিমপাড়ে গোমতীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে উপজেলার ২০টি গ্রামের অসংখ্য বাড়ি , একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ ।
পাবনা , ২৫ জুন : পাবনার আতাইকুলা থানার সাঁড়দিয়ার গ্রামে শামীমা আক্তার লাকী ( ১৪ ) নামের এক মাদ্রাসা ছাত্রী এবং বনগ্রামের বিদ্যুৎ চক্রবর্তী ( ২২ ) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । পুলিশ জানায় , শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে আতাইকুলা থানার সাঁড়দিয়ার গ্রামের লাকী বখাটেদের অত্যাচারে অতিষ্ট হয়ে . . . . বিস্তারিত »
লেখক বলেছেন : নিজের আনব্যান নিজে চাও হে ব্রাইট ছাগা । । ধর বন্ধু আমার কেহ নাই । তোল বন্ধু আমার কেহ নাই ।
আহত তাহির আলীর স্ত্রী ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
লেখাটির বিষয়বস্তু ( ট্যাগ / কি - ওয়ার্ড ) : আফ্রিকার কবিতা , বেনজামিন মোলোয়েস , বিষ্ণুপ্রিয়া মণিপুরি ; প্রকাশ করা হয়েছে : আফ্রিকার কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ২০ শে মে , ২০১১ রাত ২ : ৩০
পরপর তিন ধার্য তারিখে মামলার বাদী আদালতে উপস্থিত না হওয়ায় ঢাকা মহানগর হাকিম এস কে এম তোফায়েল হাসান বুধবার মামলাটি ফৌজদারী কার্যবিধির ২৪৭ ধারায় খারিজ করে দেন । একই সাথে বিবাদীদের মামলার অভিযোগ থেকে অব্যাহতির আদেশ দিয়েছেন । এ সময় মাহমুদুর রহমানসহ মামলার অপর দুই আসামি পত্রিকাটির প্রকাশক আলহাজ হাসমত আলী ও প্রতিবেদক এম আব্দুল্লাহ আদালতে হাজির ছিলেন । মাহমুদুর রহামানের পক্ষে মামলাটি শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া , মিয়া খোরশেদ আলম , বেলাল হোসেন জসিম , মোসলেহ উদ্দিন জসিম ও জয়নুল আবেদীন মেজবাহ । উল্লেখ্য , ২০০৯ সালের ৩০ ডিসেম্বর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক মামলাটি দায়ের করেন । মামলায় অভিযোগ করা হয় , ২০০৯ সালের ১৭ ডিসেম্বর দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদে অভিযোগ করা হয় , সিলেটের সুমাই গ্যাস ক্ষেত্রে গ্যাসের কমপ্রেসার স্থাপনের জন্য ৩৭০ কোটি টাকার কাজ বিনা টেন্ডারে পাইয়ে দিতে মার্কিন তেল কোম্পানি সেভরনের কাছ থেকে ৫ মিলিয়ন ডলার বা ৩৫ কোটি টাকা ঘুষ নিয়েছেন সজিব ওয়াজেদ জয় ও জ্বালানি উপদেষ্টা তৌফিক - ই - ইলাহী চৌধুরী ।
মাদীনা ৯ . যদি কাউকে রাগবশত : বকা ঝকা করে থাকেন , তবে বিশেষভাবে সবার সামনে করজোড় করে তার নিকট ক্ষমা চেয়ে নিন এভাবে নফস লজ্জিত হবে এবং পরে রাগ আসলে এ লজ্জার কথা স্মরণ হবে এভাবে হতে পারে রাগ হ্রাস পাবে ।
উপজেলার খেদারমারা ইউনিয়নের উত্তর পাবলাখালি গ্রামে নিজ বাসা থেকে ডেকে নিয়ে উপুর্যপরি তিন রাউন্ড গুলি করে তাকে হত্যা করা হয় বলে এলাকাবাসী জানায় ।
ডাউনলোড শুরু করে দিয়েছি । দেখি কি করা যায়
রাজাপুর , ২০ জুন ( রহিম রেজা / আমাদের বরিশাল ডটকম ) : ঝালকাঠির রাজাপুরে চালককে খুন করে ছিনতাই হওয়া মটর সাইকেলটি উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ । রাজাপুর থানার এসআই হালিম তালুকদার জানান , পুলিশের একটি দল অভিযান চালিয়ে বরিশাল সাগরদী কারিতাস অফিসের সামনা থেকে ১৯ জুন রাত দেড়টার দিকে নীল রং এর বাজাজ ( পিরোজপুর - হ - ১১ - ১২৮৮ ) গাড়িটি উদ্ধার করা হয় । নিহত সিরাজুলের ভাই মোঃ মানিক মোল্লা বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করলে ও নিহতের সাথের কেস সিপ্লের …
জলপাইগুড়ির পাহাড়পুর গ্রামের দিনমজুর অমৃত রায় । ঘরে সুন্দরী বৌ । যিনি আবার শিল্পীও । লোকজ গান করেন । দিনমজুর হলে কি ঘরে সুন্দরী বৌ থাকতে পারেনা ? অবশ্যই পারে । তিনি কি গান গাইতে পারেন না ? তাও পারেন । তাহলে সমস্যাটা কী ?
উ উ উ ভালো লাগে না ক্যান ? ? ? ভালো লাগায় ফেলেন অক্য ? ? ?
শুক্রবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকানপাটও ভাংচুর করা হয় ।
মুন্সীগঞ্জ , ১০ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : কিস্তিতে জমাকৃত টাকা আত্নসাতের অভিযোগে মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভার গ্রামবাংলা মাল্টিপারপাস কোম্পানির কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে । আজ রোববার সন্ধ্যায় ওই কোম্পনির নারী গ্রাহক সালমা বেগম বাদী হয়ে কর্মচারী চাঁন মিয়া ও মন্নাফ মিয়াকে আসামি করে এ মামলা দায়ের করেন । সালমা বেগম জানান , মাল্টিপারপাস কোম্পানির কর্মচারী চাঁন মিয়া ও মন্নাফ মিয়ার মাধ্যমে কোম্পানিতে তিনি প্রতিদিন ২০ টাকা করে টাকা জমা দিতেন । এতে এক বছরে ৭ হাজার ২০০ টাকা জমা হওয়ার কথা । আজ রোববার সকালে জমাকৃত টাকা উত্তোলন করতে কোম্পানির মীরকাদিম পৌরসভার রিকাবী বাজার অফিসে গেলে সেখানকার কর্মকর্তারা কিস্তিতে তার টাকা জমা দেয়া হয়নি বলে জানান । এ সময় সালমা বেগম তার কাছে কিস্তিতে টাকা জমা দেয়ার রশিদ দেখালেও কোনো কাজ না হওয়ায় তিনি ওই কোম্পানির ২ কর্মচারী চাঁন মিয়া ও মন্নাফ মিয়াকে আসামি করে মামলা দায়ের করেন । সদর থানা পুলিশ মাল্টিপারপাস কোম্পানির কর্মচারীদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / ওআর / আরআর / ২০ . ৩২ ঘ . )
নোয়াখালী , ১১ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : নোয়াখালী শহরতলীর মাইজদীতে অপহরণের ৯ দিন পর হিন্দু নববধূ কলেজ পড়ুয়া মিলি রানী শীলকে ( ২২ ) রোববার উদ্ধার করেছে পুলিশ । এ ঘটনায় আটক প্রেমিক কাজী মুনতাসির রোমিওকে আজ সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে । স্থানীয় সূত্র জানায় , মাইজদী নাপিতের পুলের মানিক চন্দ্র শীলের মেয়ে কলেজ পড়ুয়া মিলি রানী শীলকে গত ২৯ মে তার পরিবার চট্টগ্রাম মীরসরাইয়ের সত্যজিত শর্মা নামে এক স্কুল শিক্ষকের সাথে বিয়ে দেয় । বিয়ের ১ মাস পর গত ২ জুলাই স্থানীয় লক্ষ্মী নারায়ণপুর গ্রামের আয়ুব আলীর ( সাবেক কমিশনার ) ছেলে কাজী মুনতাসির রোমিও ' র হাত ধরে পালিয়ে যায় । এ ঘটনায় রোববার মেয়ের পিতা মানিক চন্দ্র শীল বাদী হয়ে রোমিওকে আসামি সুধারাম থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন । মামলার পর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সুবর্ণচরের চরবাটা রোমিও ' র বোনের বাড়ি থেকে তাদের উভয়কে আটক করে । আজ সোমবার দুপুরে রোমিও ও মুসাফিকা হোসেন মিলিকে ( বর্তমান নাম ) আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত প্রেমিক রোমিওকে জেলহাজতে প্রেরণ করেন । এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে । এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই ইয়াছিন জানান , হিন্দু মেয়েটি গত ৩০ জুন কোর্টে এভিডেভিটের মাধ্যমে মুসলমান হয়ে রোমিওকে বিয়ে করেছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এইউ / আরআর / ২১ . ৩৩ ঘ . )
দীর্ঘদিন ব্রিটেনে বসবাসরত লেখিকা সুনাম মনির এবারেরবই মেলা একটু ভিন্ন স্বাদের । কারন এই বই মেলায় এসেছে তার কবিতার বই এক মায়াবী রাতের কাব্য । বইটি প্রকাশ হয়েছে নন্দিতা প্রকাশনী । প্রবাসী এই লেখিকার সন্তানেরা বাংলা ভাষা খুব একটা বুঝতে পারেনা । তাই নিজের সন্তানকে বাংলা ভাষার সাথে পরিচয় করার জন্য তার এই লেখা লেখীর উদ্দেশ্য । তিনি বলেন আমি লিখি বাংলা ভাষার টানে , আমার দেশের টানে । আমি চাই আমার সন্তান যেন বাংলা ভাষাকে আপন করে রাখতে পারে তাদের অন্তরে । বই মেলা যে প্রানের মেলা তা এখানে না আসলে বুঝতে পারতাম না । আমি চাই সারা পৃথিবী ব্যাপি বাংলা ভাষা ভাষী মানুষ যেন এখানে শিকড়ের সন্দানে ছুটে আসে । ইমরান রাজন
রূপগঞ্জ প্রেসক্লাব ও তারকা শিল্পীগোষ্ঠী গত ৬মে উপজেলার ৫২জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ' মায়ের কান্না ' মঞ্চস্থ করে । ভুলতা গাউছিয়া মার্কেট মাঠে আয়োজিত সংবর্ধনা ও নাট্যানুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা গাজী ।
ত্যারাব্যারা কি এখনো হয় আপনাদের এলাকায় ? খ্যাল্লার পেছনের গলুইয়ের সংরক্ষিত আসনে বসে নৌকাবাইচ দেখতে ইচ্ছে করছে - আপনার লেখা পড়ার পর থেকেই । এই ইচ্ছেটা বোধ হয় অপূর্ণই থেকে যাবে ।
রামু প্রতিনিধিরামু উপজেলায় মদ ব্যবসায়ী নুরুল ইসলামকে দুই বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত । গতকাল ১ . . .
তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর গত শুক্রবার বিকেলে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । নিহত আফসানা উপজেলার সিংচাইড় ইউনিয়নে কামারগাঁ গ্রামের আব্দুল আলিসের কন্যা । জানা যায় , চরমহল্লা ইউনিয়নের জালালীচর গ্রামের আনফর আলীর বাড়ীতে মায়ের সাথে বেড়াতে আসে আফছানা । গত বৃহস্পতিবার নিজ বাড়ী আচাকাচর এলাকায় পৌছলে ঐ গ্রামের সমর আলীর পূত্র তৈয়ব আলী আফসানাকে লাটি দিয়ে আঘাত করে । তাকে তাৎনিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর গত শুক্রবার সে মারা যায় । এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে
আপনারা বিশেষজ্ঞ মতামত দেন যে আপনারা ছ্যাঁকা খাইয়া কি উপলব্ধি করলেন । মানে কেমন ফিলিংস হইল ।
সারা জীবন জাসদ সাপোর্ট করইয়া , আমার নেতা মেজর ( অবঃ ) আব্দুল জলিল সাহেবের ইসলামী বই পড়ইয়া , দীর্ঘ অনেক বছর ইসলাম নিয়ে কোরআন এবং হাদিস পড়ইয়া , আমি দিনে দিনে জামা্য়াতে ইসলামীর সাপোটার হইয়া যাচ্ছি , বা ইসলামী রাজনীতির প্রতি আগ্রহ জন্মাচ্ছে । এখন কি করা যায় বলুন তো ? আমার ব্যাপারে আমিই . . .
আখাউড়া , ১২ জুলাই : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় এক ব্যবসায়ী খুন হয়েছে । নিহতের পরিবার জানায় , দক্ষিন আফ্রিকার জোহান্সবার্গ লোকাল এলাকায় আখাউড়া উপজেলার টনকী গ্রামের মোস্তফা ভূঁইয়া জুয়েল ( ৩৩ ) একটি স্টেশনারি দোকান চালাতো । সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় দোকানটিতে স্থানীয় সন্ত্রাসীরা সশস্ত্র হামলা করে । . . . . বিস্তারিত »
রংপুরের সরকারী , বেসরকারী , এবং অন্যান্য প্রতিষ্ঠানসমুহের তথ্য এবং যোগাযোগের ঠিকানাসমুহ ।
চেঙ্গিস খানঃ আধুনিক নৈতিকতার মানদন্ডে উত্তীর্ণ একজন মহান মানব । > > হোরাস্
খুলনা , বাংলাদেশনিউজ২৪x৭ . কম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা এবং ২০১১ - ১৩ মেয়াদের নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে । নির্বাচনে অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক ভাইস চেয়ারম্যান , এস এ রহমান বাবুল সেক্রেটারি এবং কামাল উদ্দিন সিদ্দিক , শেখ জহির হোসেন , শেখ হারুন অর রশিদ , এস এম মনিরুল হাসান বাপ্পী এবং এসএম আসাদুজ্জামান মুরাদ সদস্য নির্বাচিত হয়েছেন । সকালে নগরীর একটি অভিজাত হোটেলে জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন এডভোকেট সৈয়দা সাবিহার সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু । বিশেষ অতিথি ছিলেন ডাঃ গাজী আব্দুল হক , গাজী শহিদুল্লাহ ও শফিকুল আলম মনা । সভায় বক্তারা বলেন , রেড ক্রিসেন্টের মত একটি সেবাধর্মী প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবশালী মহল দখল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে । আদালতের রায় নিয়ে বর্তমান কমিটি তাদের সেবার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে সভায় জানানো হয় । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / প্রতিনিধি / এসএ .
ঠাকুরগাঁও সংবাদদাতা : : ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন ( ২৬ ) সন্ত্রাসীদের হাতুড়ি পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে ।
বাক স্বাধীনতার নাম কি এই ? > > গরীব মানুষ
" বিক্ষুব্ধ শ্রমিকরা তখন কর্মকর্তাদের অবরুদ্ধ করে কারখানার আসবাবপত্র , কম্পিউটার , মেশিনসহ বিভিন্ন মালামাল ভাংচুর করে । এ সময় শ্রমিকদের হামলায় কারখানার মহিলা কর্মকর্তাসহ কমপক্ষে ১০ জন আহত হয় । "
দিনটি ছিল ১৯ জুলাই ১৯১৮ । প্রথম মহাযুদ্ধ চলছে । ফ্রান্সের আকাশে জার্মান বিমানবাহিনী ও ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনী তুমুল আকাশযুদ্ধে লিপ্ত । ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর ১৯ বছর বয়সী এক তরুণ ফাইটার পাইলট সেদিন ডগফাইটের সময় একটি জার্মান জঙ্গীবিমান গুলি করে ভূপাতিত করলেন । এটি ছিল তাঁর দশম শত্রুবিমান শিকার - যে কৃতিত্বের জন্য তিনি পেয়েছিলেন ' ফ্লাইং এইস ' ( Flying Ace ) খেতাব । এই খেতাব পাওয়ার জন্য যেখানে সাধারণত পাঁচটি শত্রুবিমান ঘায়েল করাই যথেষ্ট , সেখানে তিনি খতম করেছিলেন দশটি ! আকাশযুদ্ধের সেই প্রথম যুগে , সদ্যযুবক এক ফাইটার পাইলটের মাত্র তের দিনের , ১৭০ উড়াল - ঘন্টার এক অতি - সংক্ষিপ্ত লড়াই - জীবনের পক্ষে এটি ছিল এক অসামান্য বীরত্বপূর্ণ কৃতিত্ব - যা পৃথিবীর ইতিহাসে বিরল । এই অকুতোভয় বীরসেনানীর নাম ইন্দ্রলাল রায় - প্রথম বাঙালি ফাইটার পাইলট এবং প্রথম বাঙালি বা ভারতীয় ' ফ্লাইং এইস ' ।
@ অমিয়ধারা , কি মনে হয় আপনার ? আদালতে পশুর হাসি দেখেন নাই এখন মুখ দিয়ে হাসি না বঙ্গবন্ধু বাহির হয় , কি বলেন ?
ভাষার জন্য ভাইকে খেলি বোনকে খেলি যুদ্ধে দু ' দিন থেকে অনাহারে এক মুঠো আজ খুদ দে ।
পটুয়াখালীর বাউফল উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দক্ষিনে বাউফলের বানিজ্যিক রাজধানী কালাইয়া বন্দর । এই বন্দরের কাছেই গড়ে উঠেছে লঞ্চঘাট গ্রাম । এ গ্রামে প্রায় ২ হাজারেরও বেশী মানুষের বসবাস । অধিকাংশ মানুষ দরিদ্র । বাড়ির ভিটা ছাড়া কারও তেমন কোনো আবাদি জমি নেই । নিজে ব্যবসা করার মতো কারও তেমন পুঁজিও নেই । তাই বাড়ির পুরুষ পরের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে আর মহিলারা হোগলা পাতা দিয়ে চাটাই তৈরি করে পাইকারদের হাতে তুলে দিয়ে যে সামান্য আয় হয় তা দিয়েই কোনোমতে তাদের সংসার চলে ।
দ্রব্যমূল স্বাভাবিক রাখতে সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন , " আমরা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা যেমন বাড়িয়েছি , তেমনি বেতনভাতাও বাড়ানো হয়েছে । সরকার ইতিমধ্যে ২ লাখ ২১ হাজার জনকে চাকুরি দিয়েছে । "
আপনারা সঠিকভাবে এটা তৈরি করতে পারলে এবং তা কাজে লাগাতে পারলেই আমার শ্রম সার্থক হবে । আপনাদের আনন্দ আমাকেও ছুঁয়ে যাবে ।
ফারাহ শাম্মা সূত্রঃ দৈনিক প্রথম আলো , আগস্ট ১৮ , ২০০৯
মিয়া আপনি খাইতে পারবেন আমি কইতে পারুম না . . . আপনি আর আপনার গোস্ত থুক্কু দোস্ত মামুইন্না একি ঘাটের মাঝি
ভাই ঠিকি তো আছে কিন্তু আমি একটা মেইল পেয়েছি যেটায় একটা এক্সেল ফাইল এটাচমেন্ট আছে যেটার পাসওয়ার্ড হল এই ধাধার উত্তর । আমি নিজেও অনেক গুলি উত্তর বের করেছি আর আপনাদের সমাধান দিয়ে খলার চেষ্টা করলাম পারছিনা । আপনারা কেউ যদি চান ওটা তাহলে গোপন বার্তায় ই - মেইল এড্রেস পাঠান । দেখেন আপনারা কেউ সমাধান করতে পারেন কিনা ।
By রাশেদুজ্জামান পঞ্চগড় দেখা হয়েছে : ০ বার কৃষি
By Bangladesh Bureau of Statistics সারা বাংলাদেশ দেখা হয়েছে : ০ বার সুশাসন
রাজশাহী ( বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম ) : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শিমলা গ্রামে আদিবাসী মহিলা মরিয়ম মুর্মুকে গণধর্ষণ ও হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেছেন আদিবাসীরা । মঙ্গলবার মানববন্ধন করে তারা এ দাবি জানান । আদিবাসী উন্নয়ন সংস্থার আয়োজনে নগরীর সাহেববাজার জিরোপন্টে এলাকায় এ মানববন্ধন করা হয় । মানববন্ধনে আদিবাসী ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন । জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার সভাপতিত্বে মনববন্ধনে বক্তব্য রাখেন , জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল মারান্ডি , আদিবাসী নেতা গনেশ মার্ডি , মাকারিয়াস ডুমুরী , সচেতনের নিবাহী পরিচালক হাসিনুল ইসলাম চুন্নু , জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক কল্পনা রায় । উল্লেখ্য , গোদাগাড়ীর সিমলা গ্রামের আদিবাসী বিধবা মহিলাকে গত শনিবার দিবাগত রাতে পলাক্রমে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার পর পুকুর পাড়ের একটি গাছের সঙ্গে বিবস্ত্র লাশ ঝুলিয়ে রাখে দুর্বিত্তরা । রোববার সকালে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ।
কোন এক বনে বাস করত দুই ভূত । এক ভূত ছিল খুব ভাল । আর এক ভূত ছিল খুব খারাপ । বনের পাশের গ্রামেই থাকতেন মদন মিয়া । সে সুতো তৈরি করে জীবন - যাপন করতেন । একদিন মদন মিয়ার বাড়ি রান্না করার সময় তার হাঁড়িটা ভেঙ্গে গেল । তার রান্নার জন্য হাঁড়ি কিনতে বিকেলে বাজারে গেলেন । মদন মিয়াকে বাজারে যতে হতো ঐ বাগানের পাশ দিয়ে । বাজার থেকে মদন মিয়া একটা মেটে হাঁড়ি আর ইলিশ মাছ কিনে নিয়ে আসলেন । আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেলে । পথে আসার সময় খারাপ ভূতটি মাছের গন্ধ পেল । ভূতটায় মদন মিয়াকে এসে বলল , আমাকে মাছ দিয়ে যা । নইলে তোকে খাব । তখন মদন মিয়া একটা বুদ্ধি করলেন । তিনি হাঁড়িকে নিজের মাথার উপর দিয়ে বললেন , তুমি এই হাঁড়িটাকে চোখ বুঝে ধরে রাখবে । ভূতটি তাই করল । মদন মিয়া তখন তাড়াতাড়ি হাঁড়ি থেকে মাথা বের করে দৌড় দিলেন । খারাপ ভূতটি পরে চোখ মেলে দেখে মদন মিয়া নেই । খারাপ ভূতের খুব রাগ হল । সে বাগানে ফিরে গেল । কিন্তু ভাল ভূতটি আবার খারাপ ভূতের সব কাণ্ড দেখেছে । পরদিন মদন মিয়া বাজারে যাওয়ার সময় খারাপ ভূতটি তাকে ধরে বলল তুই আমাকে মাছ দিয়েছিলি না । আমি তোকে খাব । এই বলে খারাপ ভূত তাকে ভয় দেখাতে শুরু করল । ঠিক তখনই ভাল ভূতটা এসে খারাপ ভূতকে ঘাড় মটকে দিয়ে মেরে ফেলল এবং মদন মিয়াকে ভাল ভূতটি একটি জাদুর কাঠি দিল । বলল , তুমি আর এই বাগানের পাশ দিয়ে যাবে না । এই কাঠিকে যা বলবে তাই তোমাকে এনে দেবে । তখন থেকে মদন মিয়া আর বাগানের পাশে যেতেন না । জাদুর কাঠি দিয়ে অনেক বড়লোক হয়ে গেলেন ।
আমি যখন প্রাইমারিতে পড়ি , তখন আমার সামনের দুধে দাত দুইটাতে পোকা লাগল । অন্য সব দাত পড়ে নতুন দাত গজালেও , দুধে দাতদুটো পড়লনা । এটা ৮৮ / ৮৯ সালের দিকের কথা । অবশেষে কার কাছে যাওয়া যায় , আমাদের নাভারন বাজারে একজন কবিরাজ গোছের লোক বসতেন , উনার মুখে লম্বা দাড়ি । সাদা কাপড় - চোপড় পড়তেন এটা আমার মনে আছে । উনার কাছে নিয়ে গেলেন । দাত উনি আমার ঠিকই তুলে দিলেন , কিন্তু আমি সারা জীবনের জন্য বোকড়া হয়ে গেলাম । এই দাত না থাকার কারনে , আমি সারা জীবনে প্রচুর বিড়ম্বনার স্বীকার হয়েছি । অন্য বন্ধুরা যখন , মেয়েদের সাথে সাচ্ছ্যন্দে কথা বলছে , আমি তখন , হাত দিয়ে মুখ আড়াল করে বসে আছি , যাতে আমার যে দাত নাই , সেটা যেন কেউ না বুঝতে পারে ।
লেখক বলেছেন : তার নাম হাইলাইট করসি তো পেয়াজু আলু ভাজির স্পন্সর : কালপুরুষ ভাই মোগলাই : মনচুর ভাইগ্না
একজন বাবার জন্যে সবচেয়ে ভারী বোঝা হল তার সন্তানের লাশ । আর যদি কোন মা - বাবা যদি দেখে তার সন্তানকে গুম করে ফেলা হয়েছে , সে জীবিত নাকি মৃত , কোথায় আছে কোন খোঁজ নাই , তাহলে কী অবস্থা হবে সেটা সহজেই অনুমেয় । আমিনীর ছেলে গুম হয়েছে , এতে অনেক মানুষ বেশ ভাল কাজ হয়েছে বলে . . .
" আকাশের ঐ মিটিমিটি তারার সাথে কইব কথা নাইবা তুমি এলে তোমার স্মৃতির পরশ ভরা অশ্রু দিয়ে গাঁথব মালা নাইবা তুমি এলে … "
পত্র লইয়া গেল বটে , কিন্তু নয়ানচাঁদের মনে বড়ো ভয় হইল । প্রতাপাদিত্যের হাতে এ পত্র পড়িলে না জানি তিনি কী করিয়া বসেন । অনেক ভাবিয়া চিন্তিয়া মহিষীর হাতে সে এই পত্র দিতে সংকল্প করিল । মহিষীর মনের অবস্থা বড়ো ভালো নয় । একদিকে বিভার জন্য তাঁহার ভাবনা , আর - এক দিকে উদয়াদিত্যের জন্য তাঁহার কষ্ট । সংসারের গোলমালে তিনি যেন একেবারে ঝালাপালা হইয়া গিয়াছেন । মাঝে মাঝে প্রায় তাঁহাকে কাঁদিতে দেখা যায় । তাঁহার যেন আর ঘরকন্নায় মন লাগে না । এইরূপ অবস্থায় তিনি এই পত্রখানি পাইলেন - কী যে করিবেন কিছু ভাবিয়া পাইলেন না । বিভাকে কিছু বলিতে পারেন না , তাহা হইলে সুকুমার বিভা বাঁচিবে না । মহারাজের কানে এ চিঠির কথা উঠিলে কী যে অনর্থপাত হইবে তাহার ঠিকানা নাই । অথচ এমন সংকটের অবস্থায় কাহাকে কিছু না বলিয়া কাহারও নিকট কোনো পরামর্শ না লইয়া মহিষী বাঁচিতে পারেন না , চারিদিক অকূল পাথার দেখিয়া কাঁদিতে কাঁদিতে প্রতাপাদিত্যের কাছে গেলেন । কহিলেন , " মহারাজ , বিভার তো যাহা হয় একটা কিছু করিতে হইবে । "
সব কুত্তার বাচ্চাদের পাছা এক লগে স্টেপ্লার মারা ।
জালিয়াতি করে বিভিন্ন মামলায় আসামিদের জামিন আদায় চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতরা হলো এ্যাডভোকেট পরিচয়দানকারী ফারুক আহমদ এবং এ্যাডভোকেট মোঃ মনিরুজ্জামান ও এ্যাডভোকেট মনির হোসেন । গত শুক্রবার গভীর রাতে রাজধানীর শাহবাগ ও পল্লবীতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেছে । এ সময় তাদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহূত দু ' টি টাইপরাইটার , বিভিন্ন কোটের সিল , স্ট্যাম্প , গুরুত্বপূর্ণ কাগজ , দলিলপত্র , মিথ্যা পরিচয় দিয়ে ছাপানো ভিজিটিং কার্ড উদ্ধার করা হয় ।
নিহত ইয়াসমিন তৃতীয় শ্রেণীর ছাত্রী । নিহত ছাত্রী আমবাড়িয়া গ্রামের মো . ইসরাইলের মেয়ে ।
By মোঃ মনির হোসেন বাবুগঞ্জ , বরিশাল দেখা হয়েছে : ০ বার সুশাসন
৫নং বুধবারী বাজার ইউনিয়নঃ মোঃ লোকমান আলী , বাগিরঘাট । মোঃ শহিদ , কালিজুরী । মোঃ আব্দুল মুকিদ , কটলীপাড়া । মোঃ আজিম উদ্দিন , চন্দরপুর । মোঃ আমীন উদ্দিন , বাণীগ্রাম । মোঃ মুক্তার আলী , কালিজুরী । চুনু মিয়া , বাণীগ্রাম । মোঃ আং কাদির , কালিডহর । মোঃ কুনু মিয়া , বনগ্রাম । মোঃ কটই মিয়া , কালিজুরী । মোঃ জিয়া উদ্দিন , বাণিগাজী । মোঃ পাখী মিয়া চৌধুরী , কালিজুরী । আং মালিক , কালিজুরী । ফখর মিয়া , কালিজুরী । শহীদ মোঃ চুনু মিয়া , কালিজুরী । আং মালিক , কালিজুরী । শহীদ মোঃ চটুনু মিয়া , কালিডহর , শহীদ মোঃ নামর আলী , বাণীগ্রাম । শহীদ চুনু মিয়া , বনগ্রাম । মোঃ আং খলিল , কটলীপাড়া । ছালিক মিয়া , কটলীপাড়া । আং রাজ্জাক , কটলীপাড়া । সুনু মিয়া , বাণীগ্রাম । ফয়জুর রহমান , বাণিগ্রাম । মোঃ সিরাজ উদ্দিন , বহরগ্রাম । আং খালিক , কালিজুরী । মোঃ আব্দুল মান্নান , বনগাউ । কলা মিয়া বানিগাজী । রইয়াছ আলী , চন্দরপুর । শহীদ আপ্তাব আলী , চন্দরপুর । শহীদ আমিন আলী , বনগাউ । শহীদ মদরিছ আলী , বাগিরঘাট । আং জলিল , কটলীপাড়া । ছালিক মিয়া , কটলীপাড়া । আং রাজ্জাক , কটলীপাড়া । মনু মিয়া , বাণীগ্রাম ।
আমি এই আপবাদ মানুমনা । পলাশ ভাই যারে অনুসরণ করে , আমি তারে গুরু মানি । পলাশ ভাইরে না ।
তালিকানুযায়ী যেসব জায়গায় প্রাথমিক বিদ্যালয় নেই সেগুলো হলো - বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ২৪ নং ওয়ার্ডের রুপাতলীর ধানগবেষণা রোড বা জিয়ানগর , সদর উপজেলার ১০ ইউনিয়নের চারটি গ্রামের মধ্যে চর সিংহের কাঠী , ইছাগুড়া , বামনি কাঠী , ডেফুলিয়া , হিজলা উপজেলার খাগেরচর , চরজানপুর , বড়লক্ষিপুর , টুমলক্ষিপুর , আশুলি , আবুপুর , শংকরপাশা , খৈইলা , চরমান্দ্রা , ছোটলক্ষিপুর , ঘোষেরচর , আবদা , চর হিজলা ও কাউরিয়া ।
আর্তনাদ বলেছেন : 1st এর pic টা ছাড়া সবই প্রায় ছোট । আর 1st pic টা profile pic হিসেবেও ভালো ।
প্রাণ প্রিয় ভাই , রামাযানুল মোবারকের প্রস্তুতির মাস শাবান আমাদের মাঝে উপস্থিত । এ মাসে আমাদের জন্য রয়েছে কিছু করণীয় । রয়েছে কিছু বর্জনীয় । এ বিষয়টি নিয়েই আজকের এই পোস্টের অবতারণা । এতে মোট ৭টি বিষয় আলোচিত হয়েছে । যথা :
বগুড়া , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : প্রায় সাড়ে ৬ বছর পর দেশের বহুলালোচিত বগুড়ার কাহালু জোগারপাড়ায় উদ্ধার করা এক ট্রাক গুলি ও বিস্ফোরক মামলার কার্যক্রম সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে । আজ বুধবার বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল - ৪ - এ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে । বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত - ১ - এর বিচারক এবং স্পেশাল ট্রাইব্যুনাল - ৪ - এর দায়িত্বপ্রাপ্ত বিচারক কাজী শাহিনা নিগার আলোচিত এই মামলার সাক্ষী মুসলিম উদ্দিনের আংশিক জবানবন্দি গ্রহণ করেন । আগামী ২৩ আগস্ট একই সাক্ষীর পূর্ণ জবানবন্দি গ্রহণের দিন ধার্য করা হয় । জানা গেছে , ২০০৭ সালে ২ অক্টোবর যৌথবাহিনীর উদ্যোগে বগুড়ার জেলা প্রশাসক আলোচিত এই মামলা পুনরায় তদন্তের জন্য আইন মন্ত্রাণালয়ে আবেদন করেন । পরে আর এ মামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি । এর আগে মামলার আসামি আতিকুর রহমান দুলুর আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ ওই ঘটনায় ৪টি মামলা স্থগিত ঘোষণা করে । জানা গেছে , ২০০৩ সালের ২৭ জুন বিকেলে সিলেট থেকে আনারস বোঝাই একটি ট্রাক ( ঢাকা মেট্রো ট ১১ - ৩৩৬৬ ) নিয়ে বগুড়ার কাহালুর জোগাড়পাড়ায় আসে । ওই দিন সন্ধ্যায় কৃষকলীগ নেতা আফলাতুর রহমান পিন্টুর বাড়িতে নিরাপদ আশ্রয়ের জন্য আনারসের ট্রাকে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ চাইনিজ রাইফেলের গুলি ও বিস্ফোরকদ্রব্য ট্রাক থেকে আনলোড করা হচ্ছিল । ট্রাক থেকে গুলি ও বিস্ফোরক আফলাতুর রহমান পিন্টুর নেতৃত্বে নামানোর সময় স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন ও মোজাম নামের দুই ব্যক্তি দেখে ফেলে । তারা কাহালু থানা দূরে হওয়ায় পার্শ্ববর্তী দুপচাঁচিয়া থানায় খবর দেয় । ইতিমধ্যে এলাকার লোকজন ভারতীয় অবৈধ মালামাল ভেবে গুলি ও বিস্ফোরকের প্যাকেট লুট করে নিয়ে যায় । পরে দুপচাঁচিয়া থানার ওসি জাবিদ হাসান ঘটনাস্থলে আসেন । জানাজানি হয়ে গেলে লুট করে নিয়ে যাওয়া গুলি ও বিস্ফোরকের প্যাকেটগুলো যে যার মতো পুকুর ও ধানের জমিতে ফেলে দেয় । পরে পুলিশ আফলাতুর রহমান পিন্টুর বাড়িসহ এলাকার বিভিন্ন পুকুর , ধানের জমি , বাঁশ ঝাড় থেকে ৯৯ হাজার ৯শ ' ৬৯ রাউন্ড চায়নিজ রাইফেলের গুলি ও ১৭৪ কেজি বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে । ঘটনার পরই আফলাতুর রহমান পিন্টু পালিয়ে যায় । এখনো তিনি নিরুদ্দেশ রয়েছেন । পিন্টু বেঁচে আছে কি না এ খবর পুলিশ ও তার আত্মীয় - স্বজনদের কাছে জানা নেই । তবে এলাকার অনেকের ধারণা , পিন্টু পালিয়ে ভারতে আত্মগোপন করে আছে । উক্ত গুলি ও বিস্ফোরকদ্রব্য উদ্ধারের ঘটনায় কাহালু ও দুপচাঁচিয়া থানায় ৪টি মামলা হয় । কাহালু থানার তৎকালীন ওসি অহেদুল ইসলাম বাদী হয়ে একটি এবং দুপচাঁচিয়া থানার ওসি জাবিদ হাসান বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন । মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে । পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর হয় । সিআইডি ঢাকা জোনের কর্মকর্তা মুন্সি আতিকুর রহমান মামলার তদন্ত কাজ শুরু করেন । তদন্ত শেষে ওই বছরের ১১ সেপ্টেম্বর সিআইডি আদালতে ৪টি মামলার চার্জশিট দাখিল করে । ৪টি মামলায় ৬ জনকে আসামি করা হয় । এরা হলো বগুড়ার কাহালু বীরকেদার ইউনিয়ন কৃষকলীগের তৎকালীন আহ্বায়ক আফলাতুর রহমান পিন্টু , তার স্ত্রী আনোয়ারা খাতুন বীথি , ট্রাকের মালিক হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি ফরেস্ট বস্তির সচীন্দ্র নাথ বর্মার ছেলে আশীষ দেব বর্মা , বগুড়া শহরের ঠনঠনিয়া তেঁতুলতলার এরশাদ আলীর ছেলে বগুড়া জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান দুলু , ট্রাক চালক হবিগঞ্জের বাহুবল উলিপুরের আলালের ছেলে আলতু মিয়া , বগুড়া শহরের মালতীনগরের তোজাম্মেল হোসেনের ছেলে জামায়াত নেতা হারুন - উর রশীদ জালাল । উক্ত মামলায় সাক্ষী করা হয় ৩৮ জনকে । আসামিদের মধ্যে আতিকুর রহমান দুলু হাইকোর্টে কোয়াশমেন্ট আপিল করেন । হাইকোর্ট ডিভিশন বিচারক আব্দুর রশীদ এবং সৈয়দ রিফাদ আহম্মেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০০৫ সালের ২৭ ফেব্রুয়ারি মামলার সব কার্যক্রম স্থগিত করেন । তারপর থেকেই প্রায় সাড়ে ছয় বছর মামলার কার্যক্রম স্থগিত থাকে । আসামি আলতু মিয়ার পক্ষে মানবাধিকার সংস্থা হাইকোর্টে আবেদন করলে হাইকোর্টে রিভিশন নিষ্পত্তি হওয়ায় তিনটি মামলা চালু হয় । অপর একটি মামলা এখনো স্থগিত রয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / সস / ১৭ . ৩৬ঘ . )
লোক : এই যে ভাই চুল কাটাতে কত টাকা লাগবে ?
স্থানীয় সূত্রে জানা যায় , " শনিবার রাতে সংঘবদ্ধ ডাকাতদল উপজেলার খলিসাকুন্ডী - কাতলামারীর চার রাস্তার মোড়ে কলার গাছ ফেলে একটি ট্রাক থামায় এরপর তারা ট্রাকে থাকা গরু ব্যবসায়ীদের কাছ থেকে নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে য়ায় । ওইসময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে নয় ব্যবসায়ী আহত হন । তাদের এলাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয় । "
ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে ঝোগ ফলস্ শহরের জনসংখ্যা হল ১২ , ৫৭০ জন । [ ১ ] এর মধ্যে পুরুষ ৫১ % , এবং নারী ৪৯ % ।
রবীন্দ্রনাথ ঠাকুর জাগো হে রুদ্র জাগো , সুপ্তি জড়িত তিমির জাল সহেনা গো , এসো নিরুদ্ব দ্বারে বিমুক্ত করো তারে , তনু মন প্রাণ ধন জন মান , হে মহাভিক্ষু মা গো ।
মাদার পীর কোনো বাস্তব পীর নন । তার অস্তিত্ব কাল্পনিক , মারেফতি ধরনের । কিংবদন্তী আছে যে হারুত - মারুত নামের দুই ফেরেশতা একবার পৃথিবীতে আসেন জীবন পর্যবেক্ষণ করতে । তারা এসে এক সুন্দরী নারীর প্রেমে পতিত হন । তারা সেই নারীর প্রেমে এমনভাবে আসক্ত হয়ে পড়েন যে , ভুলেই যান তারা ফেরেশতা । তাদের প্রেমের ফলেই জন্ম হয় মাদার পীরের । তার জন্মের অব্যবহিত পরেই ফেরেশতারা খোদার ইচ্ছায় নিজেদের ভুলে যাওয়া সত্ত্বার কথা মনে করতে পারেন ফের । তারা এই দুনিয়া ত্যাগ করে চলে যান আসমানে তাদের নিবাসে ও কর্মক্ষেত্রে । একদিন হযরত আলী ( রাঃ ) শিকারে এসে কাপকুপের জঙ্গলে কুড়িয়ে পান শিশুকে । পুত্রেরমতো লালন - পালন করেন । পরবর্তীতে মারফতি তরিকায় কঠোর সাধনা করে সিদ্ধিলাভ করেন মাদার পীর । এবং এসমে আজমের মাধ্যমে দম বা শুমার ধরে অনেক অসাধ্য সাধনের শক্তি অর্জন করেন । অর্জিত এই শক্তি বা মাহাত্ম মানবকল্যাণে লাগানোর জন্য তিনি ঘুরে বেরিয়েছেন দেশে - দেশান্তরে । তার এক - একটি কেরামতি নিয়ে এক - একটি পালা রচিত হয়েছে । এইরকম তার কয়েকটি পালার কথা জানা যায় । যেমন জিন্দাশাহ মাদার , আসকান মাদার , তালেমুল মাদার , খাতেমুল মাদার ইত্যাদি । এক এক পালায় এক এক নামে আবির্ভাব ঘটে শাহ মাদার পীরের । যেমন - ' সমশের গোলাব ' পালায় রুহানী বা আধ্যাত্মিক শক্তি নিয়ে মাদার পীর পাল্লা দেন বড়পীর হযরতআবদুল কাদের জিলানী ( রঃ ) - র সাথে । রাজা ছিলছত্র একবার শিশু ইমাম হাসান ও ইমাম হোসেন ( রঃ ) - কে চুরি করে নিয়ে যায় তার দেশে । রাজা ছিলছত্রের দেশ হচ্ছে আরব মুলুক থেকে অনেক দূরে - সাত সমুদ্র তেরো নদীর ওপারে । হাসান - হোসেনকে মুক্ত করতে সেই দেশে যান মোহাম্মদ হানিফা । কিন্তু তিনিও বন্দী হন রাজা ছিলছত্রের সৈন্যদের হাতে । এই সংবাদে ক্রুদ্ধ হয়ে ছুটে যান মাদার পীর । তিনি বন্দী করেন রাজা ছিলছত্রকে । কিন্তু হাসান - হোসেনকে কোথায় বন্দী করে রেখেছে , তা কিছুৃতেই জানায় না রাজা ছিলছত্র । তখন মাদার পীর তার ঝোলার মধ্যে ভরে ছিলছত্রের গোটা রাজ্যটাই তুলে আনেন । তারপর মা ফাতেমা ( রাঃ ) এর সামনে এনে মেলে ধরেন ঝোলা এবং খুঁজে নিতে বলেন তাঁর পুত্রদের ।
ঢাকা , ২৭ জুন : বলিউডের সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমী অ্যাওয়ার্ডে ( আইফা ) সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান । তার অভিনীত ' মাই নেম ইজ খান ' ছবিটি পেয়েছে চারটি পুরস্কার ।
মোহাম্মদ লোকমান বলেছেন : প্রিয় / জনাব মোশারফ সাহেব , দয়া করে আমাকে দু ' টি বিষয় ক্লিয়ার করুন যে , ১ . আপনি কি আপনার বিশ্বাসের উপর অটল ? যদি তাই হয়ে থাকে তাহলে আপনার বিশ্বাস নিয়ে আপনি থাকুন এবং আমার জ্ঞান নিয়ে আমি তাকি । ২ . যদি মনে করেন কিছু শিখার প্রয়োজন আছেন তাহলে কথা বলতে সমস্যা নেই । আমিও শিখতে আগ্রহী । এখন বলুন ১ নং নাকি ২ নং । ১ হলে আর অগ্রসর হওয়ার দরকার নাই । ২ হলে শর্ত হচ্ছে জ্ঞানের মূল কিন্তু কুরআন আর হাদীস । এর মধ্য থেকে সমাধান জানতে চাইলে সামনে বাড়ুন অতবা স্টপ করুন । ধন্যবাদ ।
আল আমিন শাওন , শরীয়তপুর : : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইকে কেন্দ্র করে প্রার্থীর সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন মারা গেছে । গত রোববার রাত ৮টার সময় আলী আশ্রাফ বেপারী কান্দি রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে । . . . . বিস্তারিত
হাত বাড়ালে মানে , বিপদে আপদে যাকে পাশে পাই তাকেই বন্ধু বলি . ভালো হয়েছে . মনোযোগ দিয়ে লিখার চেষ্টা করুন . শুভকামনা রইলো .
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) ডা . জুলফিকার মো . গাজ্জালী বলেন , হত্যার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের শ্যালক খালেক বিশ্বাসকে আটক করা হয়েছে । তাকে জিজ্ঞাসাবাদ চলছে ।
ঢাকা , ২৬ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান আছুর উদ্দিনের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে । শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে । এতে নগদ সাড়ে ৬ লাখ টাকা , ৮০ মণ ধান ও ঘরসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে । ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও এবারের পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান আছুর উদ্দিন জানান , তাকে হত্যার জন্যই শনিবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে তার মহিষাশী গ্রামের বাড়িতে আগুন দেয় । আগুনে পুরো ঘর পুড়ে যায় । পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে । এতে ঘরে থাকা নগদ সাড়ে ৬ লাখ টাকা , ৮০ মণ ধান ও ঘরের মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান । এ ঘটনায় ধামরাই থানায় অভিযোগ দেয়া হয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / সিকেডি / এসএস / ১৬ . ৩৮ঘ . )
বুধবার পুরান ঢাকার বকশীবাজারের কেন্দ্রীয় কারাগার ও নবকুমার ইনস্টিটিউশন সংলগ্ন আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে সকাল সাড়ে ৯টায় এ শুনানি শুরু হয় । মহানগর দায়রা জজ জহুরুল হক বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন । এ নিয়ে অভিযোগের শুনানির ৮ম দিন পর্যন্ত চলে । ইতিমধ্যে ৩৯৬ জন আসামির অব্যাহতি আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে বলে জানা গেছে । ২০১০ সালের ১২ জুলাই হত্যা মামলায় ও ২৭ জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ( সিআইডি ) আদালতে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় অভিযোগপত্র দাখিল করে । হত্যা মামলায় ৮৫০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়া হলেও কারাগারে আটক রয়েছেন ৮২৬ জন । বাকিদের মধ্যে ৩ জন মারা গেছেন ও অন্যরা পলাতক রয়েছেন । উল্লেখ্য , ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিজিপির সদরদপ্তরে বিদ্রোহের সময় তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন । ওই হত্যাকাণ্ডের ঘটনার ৩ দিন পর পুলিশ লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করে ।
ঢাকা , জুলাই ০৩ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - সাক্ষী ও ক্ষতিগ্রস্তদের ( ভিক্টিম ) সুরক্ষার বিধান সংযোজন এবং অভিযুক্তের জামিনের বিধান রেখে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধিমালায় সংশোধনী আনা হয়েছে । ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো . শাহিনুর ইসলাম রোববার এক প্রেস ব্রিফিংয়ে বলেন , " প্রাক বিচারপর্বের অভিজ্ঞতা , নানা সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উত্থাপিত বিষয় বিবেচনা ও পরীক্ষা করে মূল বিধিমালায় বেশ কিছু বিধির সন্নিবেশ , সংযোজন ও পরিবর্তন আনা হয়েছে । " এই সংশোধনী গত ২৮ জুন গেজেট আকারে প্রকাশিত হওয়ার পর রোববার তা হাতে পেয়েছেন বলে জানান তিনি । আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট - ১৯৭৩ এর আইনে কিছু সংশোধনের পর একাত্তরের যুদ্ধাপরাধের …
তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন বাদলের সভাপতিত্বে এবং মহাসচিব রাফেল তালুকদারের পরিচালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন শহিদল্লাহ পাটোয়ারি , শেখ আনসার আলী , সারোয়ার খান বাবু , নাসিম আহমেদ , রুহুল আমিন নাসির , জসিমউদ্দিন ভিপি , গোলাম হোসেন , হুমায়ূন কবীর , নূরে আলম , মো : শাহেদ , হেলালুর রহমান , আবুল কালাম লিটন , অধ্যাপক রফিকুল ইসলাম , ইফতেখারুল ইসলাম চৌধুরী , মাওলানা ওমর ফারুক , ফারুক হোসেন মজুমদার , মিজানুর রহমান মিজান , তরিকুল ইসলাম বাদল , আতাউর রহমান প্রমুখ ।
শনিবার এক সংবাদ সম্মেলনে সচিব মিজারুল জানান , সেলিম হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার তিউনিসিয়া সীমান্তের মারা যান । জাহাঙ্গীর মারা যান মিশর সীমান্তে । জাহাঙ্গীরের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি - এ কথা উল্লেখ করে মিজারুল কায়েস বলেন , " ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে । " তিনি বলেন , দুজনের মৃতদহে যত দ্রুত সম্ভব দেশে পাঠাতে ত্রিপলি ও কায়রোয় বাংলাদেশ মিশকে বলা হয়েছে ।
অজিত বলেছেন : ঐ আমার নামে কি বদনাম করতেছ ? ফৌজদারী মামলা করে দেব । রুমান ভাই আমার উকিল হপে
টাকা পয়সা হইলেই যে সব কিছু হয় , তা না । আপনের কাছে কোটি কোটি টাকা থাকতে পারে , কিন্তু মন না থাকলে , মইরা গেলে " কুত্তার বাচ্চা " কইয়া গালি দিবো । আর এইটাই হইতাছে যুগ যুগ ধইর্যা . . .
ইসলামী আন্দোলন বাংলাদেশের পুরানা পল্টনে নোয়াখালী টাওয়ারের প্রধান কার্যালয় পুলিশ অবরুদ্ধ করে রেখেছে । দলটির নেতা বেলায়েত হোসেন এ তথ্য জানান ।
বাগেরহাট প্রতিনিধি , বাংলাদেশনিউজ২৪x৭ . কম বাগেরহাটের মংলা উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী ইজারাদার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর সর্দারকে ( ৬৫ ) প্রকাশ্যে জুতাপেটা করেছেন । সোমবার বিকালে শহরের শ্রমিক কলোনির সামনে এ ঘটনা ঘটে । আহত মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর ভয়ে মংলায় চিকিত্সাসেবাও নিতে পারেননি । তার বাড়ি সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামে । এ ঘটনার সুষ্ঠু বিচার না পেলে জেলার মুক্তিযোদ্ধারা আসন্ন বিজয় দিবসের সব কর্মসূচি বর্জন করবেন বলে জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার জানান । লাঞ্ছিত মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর সর্দার জানান , সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে মংলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে বের হয়ে মংলা শ্রমিক কলোনির সামনে পৌঁছলে উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার আমার সামনে এসে মোটরসাইকেল থামিয়ে পথরোধ করে দাঁড়ান । এ সময় আমার সঙ্গে মংলার আর এক মুক্তিযোদ্ধা ও আইন সহায়তা কেন্দ্র মংলার সভাপতি মো . আ . রাজ্জাক ছিলেন । এরপর আমাকে গালাগাল করে শত শত লোকের সামনে প্রকাশ্য পায়ের জুতা খুলে আমাকে মারতে থাকেন । আমি ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যাই । এরপর চেয়ারম্যান মোটরসাইকেলে চলে যাওয়ার সময় আমাকে হুমকি দিয়ে বলে যান , ' আমি উপজেলা চেয়ারম্যান থাকতে এই পাঁচ বছর যেন তোকে মংলায় আসতে না দেখি । ' তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন , ' দেশের শ্রেষ্ঠ সন্তান বলে জাতি আমাদের স্বীকৃতি দিয়েছে । দেশের জন্য যুদ্ধের সময় পায়ে মর্টার শেল লাগার কারণে আমি এখনও ঠিকমতো হাঁটতে পারি না । অথচ প্রকাশ্যে চোরের মতো আমাকে জুতাপেটা করা হলো । এ যে কি লজ্জা ! কি অপমান ! আর আপনাদের এ ঘটনা জানানোর পর এলাকায় থাকতে পারব কিনা তা জানি না । ' নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক বীর মুক্তিযোদ্ধা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , আমার চোখের সামনে এ ঘটনা ঘটতে দেখলেও নিরাপত্তার ভয়ে বাধাও দিতে পারিনি । নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিতে এখন লজ্জা লাগছে । এ ব্যাপারে অভিযুক্ত আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী ইজারাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় । অবশেষে সন্ধ্যায় তার বাসার ফোনে যোগাযোগ করা গেলেও তিনি সোমবার থেকে অসুস্থ বলে জানানো হয় । এদিকে বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার শাহিনুল হক সানা জানান , বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে । এই ন্যক্কারজনক ঘটনার সত্যতা নিরূপণ সাপেক্ষে সুষ্ঠু বিচার না হলে জেলার সব মুক্তিযোদ্ধা আসন্ন বিজয় দিবসের কর্মসূচি বর্জন করবেন । এ ব্যাপারে জেলা প্রশাসক মো . আকরাম হোসেন বলেন , বিষয়টি সম্পর্কে তিনি সম্মুখ অবগত নন । খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে ।
বেনাপোল কাস্টমস কমিশনার আ . মান্নান শিকদার জানান , মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কামান দু ' টি সম্পূর্ণ শুল্কমুক্ত ভাবে আমদানির অনুমতি দেয়া হয়েছে । প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বার্তায় গত ১৯ জুন কামান দুটো আমদানির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেয়া হয় । বার্তা২৪ ডটনেট / আর / জাই
জানা গেছে , একটি বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠান যোগ দিতে তারা ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন । আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করার কথা ছিল । সচিবালয় ও বিসিক কার্যালয়ে জানাযা শেষে স্ব - স্ব এলাকায় লাশ পাঠানো হবে বলে খবর পাওয়া যায় । এদিকে আমাদের দেবিদ্বার প্রতিনিধি জানান , কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতায় রাত ৯ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সিদ্দিকুর রহমানের লাশ দাফন করা হবে । গত ২৬ মার্চ সড়ক দূর্ঘটনায় সিদ্দিকুর রহমানের ২ মেয়ের মৃত্যুর চার মাস পর তার মৃত্যুর খবর দেবিদ্বারে জানাজানি হলে মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে । সিদ্দিকুর রহমানের মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলা নির্বাহী অফিসার মো : মামুনুর রশীদ ভূইয়া সহ উপজেলার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেন ।
করিনাই মোরা গুনাহেতে , করেন নাই আপনি দানেতে কোনটাতে নেই সল্পতা তর পরে কোটি দুরুদ
সারাদিনের ক্লান্তি শেষে ব্লগে একটু হালকা মন চাই , তাই কৌতুক ( ১৮ + হতে পারে ) > > পরিবেশবাদী ঈগলপাখি
জানা গেছে , উপজেলার ভাগ্যকুল ও বাঘড়া ইউনিয়নের নদীর তীরবর্তী কবুতরখোলা , চারিপাড়া , মান্দ্রা , ভাগ্যকুল , কামারগাঁও , কেদারপুর , নয়াবাড়ি , মাগঢাল ও বাঘড়া গ্রামে পদ্মার ভয়াবহ ভাঙনে দেখা দিয়েছে । এতে বিলীন হয়ে যাচ্ছে প্রাচীন জনপদসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা । দুধপট্টি ও মাছবাজারের দোকানপাটসহ ১৯টি দোকান ও দুটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের বহু বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে ।
টেকনাফ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও শামলাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মনজুর আলমকে প্রকাশ্যে . . .
ডেমরা থানার ওসি নূরুল মোত্তাকিন জানান , ডাকাতরা গৃহকর্ত্রীকে হত্যা করে বাসা থেকে স্বর্ণালঙ্কারসহ অনেক কিছুই নিয়ে গেছে বলে তিনি শুনেছেন । কি কি নিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে । গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি বলে তিনি জানান ।
হে প্রাণেরই আক্বাজান , মোরে তব রঙে রাঙান হে প্রাণেরই আক্বাজান মোরে তব রঙে রাঙান হে প্রাণেরই আক্বাজান ! মোরে তব রঙে রাঙান সুন্নতী সাজে সাজান , হে মালিকে দোজাহান ॥ গভীর স্তব্ধ রজনীতে , কাঁদি তব সাকিনা নিতে আছি দু হাত পেতে , মোরে তব ফায়িজ পিলান । ঐ . . . »
কুড়িগ্রাম সংবাদদাতা : জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোর ইউনিয়নের সুজনের কুঠি গ্রামের মোঃ সাইজ উদ্দিনের শিশু কন্যা শুরভী ( ৭ ) একুশ ফেব্র " য়ারী দুপুর দেড় টার দিকে রাস্তা পারা - পারের সময় ওই এলকার হযরত আলীর দ্রুতগামী বালু ভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে মারা যায় ।
আপনি একটি কিতাবের নাম জানতে চেয়েছেন । সে হিসেবে খাইরুদ্দীন যিরিকলীর আট খন্ডের ' আলআলাম ' কিংবা এর মুখতাসার আবদুল লতীফ আবদুল ওয়াহহাব বাসসাম এর ' মুজামুল আলাম ' সংগ্রহ করা যায় ।
রাইসুল সাগর বলেছেন : আমাদের ভূমির ভেতর জল ও জলাবদ্ধতার সহবাস উন্মুক্ত শিশিরে আকার প্রকার দেখে লাজে মরি ওরে নিশি , , , , , নিশিরে , , ভালো লাগা এবং + রেখে গেলাম কবি ও কবিতার জন্য … ।
কিছু বুঝলাম না । শুধু বুঝলাম পোষ্টে তারিক কুকু আর জিয়ারে নিয়ে লেখা হইছে ।
রাবি , ২০ জুন : ছিনতাইকারীর ছুরিকাঘাতে রা ' বি সাংবাদিক সোহেলরানা গরুতর আহত হয়েছেন । রাজশাহী বিশ্ববিদ্যালয় ( রাবি ) সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও ডেইলী সান - এর রাবি প্রতিনিধি আহত সাংবাদিক সোহেল রানা রাবি ' র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী । রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় নগরীর তালাইমারি এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে । ঘটনার সময় ছিনতাইকারি তার গলায় ছুরি দিয়ে আঘাত করে মানিব্যাগ নিয়ে পালিয়ে যায় । চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক জানান , তার আবস্থা আশংকামুক্ত । স্থানীয় লোকজন জানান , এ ধরণের ছিনতাইয়ের ঘটনা তালাইমারি এলাকায় প্রায় ঘটে । বার্তা২৪ ডটনেট / আজা / এটি
আপনি বিনামুল্যে আমাদের সংবাদপত্রের গ্রাহক হতে পারেন । তাহলে নতুন সংবাদ প্রকাশিত হলে ই - মেইলের মাধ্যমে আমরা আপনার কাছে সংবাদটি পৌছে দিব । গ্রাহক হতে নিচে আপনার ই - মেইল এ্যাড্রেস লিখুন :
বিনর কামড় দেবে বলে হাসার সাহস পেলুম না ! ! ! !
ঢাকা , ২৭ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর ১ লাখ ২০ হাজার জন হজ যাত্রী হজ পালনের জন্য সৌদি আরবে যেতে পারবে । এর মধ্যে ব্যালটি ( সরকারি ব্যবস্থাপনায় ) ১৫ হাজার এবং নন - ব্যালটি ( বেসরকারি ব্যবস্থাপনায় ) ১ লাখ ৫ হাজার হজে যাবেন বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো . শাহজাহান মিয়া । আজ সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান । গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরো জানান , সরকারি ব্যবস্থাপনায় ২০১১ সালে হজে যেতে ইচ্ছুক প্রত্যেক হজযাত্রীর জন্য খাওয়া ও কোরবানি বাবদ খরচ বাদে হজের খরচ ২ লাখ ৫৯ হাজার ৪২ টাকা ধার্য করা হয়েছে । এছাড়াও ৩০ হাজার টাকা ( ১ হাজার ৫শ সৌদি রিয়াল ) কুরবানি এবং খাওয়া খরচ বাবদ সঙ্গে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে । এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে শাহজাহান মিয়া বলেন - ' ২০০১ সাল থেকে এ পর্যন্ত হজ মৌসুমে সরকারি খরচে কাউকেই হজ পালন করানো হয়নি । তবে হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ প্রতিনিধি দল , হজ প্রশাসনিক দল , হজ মেডিকেল দল পাঠানো হয়েছে । ' মোহাম্মদ শাহআলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান , আর্থ - সামাজিক শান্তি - শৃঙ্খলা রক্ষার্থে ইমামদের প্রশিক্ষণ দেয়ার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া । সংসদের একমাত্র স্বতন্ত্র সাংসদ মো . ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে শাহজাহান মিয়া জানান , চলতি অর্থবছরে ( ২০১০ - ১১ ) সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় ২৪টি মসজিদে ১ লাখ ৩০ হাজার টাকা এবং ৬টি মন্দিরে ৩০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে । মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামানিকের প্রশ্নের জবাবে তিনি জানান , বাংলা ভাষায় ধর্মীয় জ্ঞান অর্জনের লক্ষ্যে পবিত্র কোরআন ও কোরআনুল কারীমের তাফসীর গ্রন্থ , সিয়াহ সিত্তাহ হাদীস , ইসলামের ইতিহাস ও ঐতিহ্য , সংস্কৃতি ইত্যাদি নানা বিষয়ক বই অনুবাদ ও প্রকাশ করা হয়েছে । মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী জানান , ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনিই দাওয়াত ও সংস্কৃতি কার্যক্রমের আওতায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব , ইমাম , মুহাদ্দিস ও প্রখ্যাত মুফাসের সমন্বয়ে প্রার্থিত ফতোয়া প্রদান করা হয় । ( শীর্ষ নিউজ ডটকম / এসকে / এইচএফ / সস / ১৭ . ০৫ঘ . )
কানাডার মিসিসাগার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়বেন বাঙালি মেয়ে অনন্যা
পোস্ট করা হয়েছে : শনি জুন ১৮ , ২০১১ ২ : ৩০ অপরাহ্ন
ভাতিজা > না , রাগ করুম কিয়ের লাইগা চাচা > তাইলে এমুন কইরা কছ কে ? অনেক দিন পরে আইলাম বাইতে ভাতিজা > তা তো দেখতেই আছি চাচা > কেমুন কাম শিখছো ? ভাতিজা > শিখছি , মুটামুটি চাচা > গতবার দেশে আইয়া তোর খেতায় দাগ ফালাইছিলাম ! ! ! পরে কি হইছিলো ? ভাতিজা > হেইডা লইয়া অনেক কিছু । চাচা এইবার কইলাম ভেজাল লাগাইও না চাচা > দেখ বাজান আর ভেজাল লাগামু না ভাতিজা > তাইলে ঠিক আছে । ও চাচা . চাচীর খবর কি ? চাচা > ভাল । সখিনার কথা জিগাইলি না ? ভাতিজা > চাচা সখিনার কথা তোমারে না জিগাইলেও কইবা , হের লাইগা জিগাই নাই চাচা > ও আইচ্চা । কবে যাইবি ঢাকা ? ভাতিজা > আগে কও ভেজাল লাগাইবা না তো ? চাচা > না না আর ভেজাল লাগাইমু না ভাতিজা > তোয় সখিনা কেমুন আছে ? চাচা > ভাল নাইরে . . . . . . . . . . . . . . . . . . . বাকি কথা গুলি জগায় ভুলে গিয়াছে তাই লিখা যাইতেছে না কিন্তু আমি বুঝতে পারলাম না এটা গোপন কথা হয় কি কইরা ? ? ? ? ? ? ? ? ? আপনারাই বলুন ? ? ? ? ? ? ?
পোষ্ট করেছেন : ৪২ টি মন্তব্য করেছেন : ১৩১১ টি ব্লগ লিখছেন ০ বছর ৬ মাস ১৯ দিন ব্লগটি দেখা হয়েছে : ১৫১৯ বার
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ বিভিন্ন স্থানে অন্তত ১৮টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে । এসবের মধ্যে সড়ক দুর্ঘটনায়ই নিহত হয় অন্তত ৯ জন । আহত হয় আরও ৩০ জন । এছাড়া বাকি মৃত্যুর ঘটনাগুলো ঘটে সংঘর্ষ , বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ও আত্মহত্যার কারণে । বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর :
নির্বাচন কমিশনের নির্দেশে জেলার নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নে সরকার দলীয় এমপি ' র সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহ আলম আকনের আহুত নির্বাচনী জনসভার উপর স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে ।
এছাড়াও ঘূর্ণিঝড় সিডর ও আইলায় বাধটি লন্ডভন্ড হয়ে গেলে পূর্নিমা ও অমাবশ্যার ' জো ' তে আমতলী উপজেলার কড়ইবাড়ীয়া , কচুপাত্রা , বাদুরগাছা , শারিকখালী , বলইবুনিয়া , চাউলাপাড়া , আঙ্গুলকাটা , কলারং , দক্ষিণ চাউলাপাড়া , বেহালা , আলীরবন্দর , ঝাড়খালী , কলাপাড়া উপজেলার উত্তর চাকামইয়া , দক্ষিণ চাকামইয়া গ্রামসহ ২৬টি গ্রাম প্লাবিত হতে শুরু করে । লবণ পানির প্রভাবে কৃষি কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় । প্রায় ১০ হাজার হেক্টর জমি লবণ পানি গ্রাস করে ফেলে । পাঁচ বছরে এ গ্রামগুলো পরিণত হয় ফসলশূণ্য জনপদে । ১৫ হাজার পরিবার নিঃস্ব হয়ে যায় । এলাকায় মানুষের বসবাস অযোগ্য হয়ে পরে ।
ঢাকা , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি । সোমবার চট্টগ্রামে এমএ আজিজ স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলাকে ৪ - ০ গোলে বিধ্বস্ত করে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা । ফাইনাল খেলা উপভোগ করতে এমএ আজিজ স্টেডিয়ামে বিপুল দর্শক সমবেত হয় । ৫ মিনিটের মাথায় নুবাই চিং মারমা গোল ( ১ - ০ ) করে এগিয়ে নেন আনসারকে । ১০ মিনিটের সময় অংম্রাচিং মারমা গোল ( ২ - ০ ) করে ব্যবধান দ্বিগুণ করেন । প্রথমার্ধে ওই ২ - ০ গোলেই এগিয়ে থাকে তারা । দ্বিতীয়ার্ধের শুরুতেই দু ' টি গোল আদায় করে নেয় আনসার । ৫৩ মিনিটে রূপালী চাকমা এবং ৬২ মিনিটে জাহানারা আক্তার গোল করে বিশাল জয় নিশ্চিত করেন আনসারের । আর নারায়ণগঞ্জ জেলা কোনো বড় ধরনের আক্রমণই হানতে পারেনি । ফলে আবারো মহিলা ফুটবলের শিরোপা চলে যায় আনসারের ঘরে । ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য ও বাফুফে ' র কার্যনির্বাহি কমিটির সদস্য আলহাজ্ব সামসুল হক চৌধুরী । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে ' র সহ - সভাপতি মঞ্জুর হোসেন মালু , বাফুফে মহিলা কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চু , এএফসি কার্যনির্বাহি কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরন , বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ - সভাপতি কামরুন নাহার লিলি আজিজ , চট্টগ্রাম ডিএফএ ' র সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন শামীম , বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শর্মিষ্ঠা রায় প্রমুখ । পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল ৫০ হাজার এবং রানার্স - আপ ২৫ হাজার টাকার পাশাপাশি ট্রফি লাভ করে । এছাড়া উভয় দলের খেলোয়াড়দের মেডেল দেয়া হয় । এবারের টুর্নামেন্টে যশোর জেলার খেলোয়াড় আকলিমা খাতুন সেরা খেলোয়াড় এবং ১৩টি গোল করে আনসারের অংম্রাচিং মারমা সর্বোচ্চ গোলদাতা হয়েছেন । উভয়েই ৫ হাজার টাকা করে পুরস্কার পান । টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি ও ৫ হাজার টাকা পুরস্কার পেয়েছে কিশোরগঞ্জ জেলা দল । ( শীর্ষ নিউজ ডটকম / এমআর / এএএ / ০৩ . ৪০ঘ . )
শনিবার : লাইভ ফোন ইন ( প্রচারিত হয় প্রবাহ অনুষ্ঠানে )
৭ . শরীরের সব রক্ত পরিষ্কার করতে কিডনির সময় লাগে ৪ মিনিট ।
মীররেরসরাই ট্রাজিডিতে নিহত ছোট ছোট মাসুম ভাইদের প্রতি সোনার বাংলাদেশ ব্লগ ও সকল ব্লগার ভাইবোনদের পক্ষ থেকে জানাচ্ছি হাজারও গোলাপের স্নেহান্জলী ও মহান আল্লাহর নিকট প্রার্থনা । আল্লাহ যেন ওদের সবাইকে জান্নাতবাসী করেন । আহত ভাইদের প্রতি আমার সহায়নভূতি ও দোয়া রইলো । মহান আল্লাহ ' তায়ালা আহত ভাইদের তাড়াতাড়ি সুস্থ্য করে দেন । তারা জেনো পূনরায় স্বাভাবিক জীবনে তাড়াতাড়ি ফিরে আসে । নিহত ভাইবোনদের মাবাবা , ভাইবোন , আত্মীয় স্বজনদের প্রতি রইলো আমার সমবেদনা । একজন বাবা হিসাবে শান্তনা দেবার ভাষা আমার জানা নেই । পিতার কাঁধে সন্তানের লাশ সাড়া পৃথিবীর ওজনের চেয়েও অনেক বেশী । মহান আল্লাহ সন্তান হাড়ানো শোক সইবার শক্তি দিন ।
তিনি গতকাল মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত কেন্দ্রঘোষিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনকালে সভাপতির বক্তব্য রাখছিলেন । গতকাল মঙ্গলবার বাদ আসর নগরীর উত্তর জিন্দাবাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয় । মহানগরী সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন নগর নায়েবে আমীর ডা . সায়েফ আহমদ , সহকারী সেক্রেটারি মুহাম্মদ ফখরুল ইসলাম , মাওলানা সোহেল আহমদ , জামায়াত নেতা হাফিজ আব্দুল হাই হারুন , এডভোকেট জিয়াউদ্দিন নাদের , মাওলানা আলী হায়দার , মাওলানা আব্দুল মুকিত , মোহাম্মদ আব্দুশ শাকুর , জাহেদুর রহমান চৌধুরী , আব্দুল্লাহ আল মুনীম , মাওলানা মুজিবুর রহমান ও ছাত্রনেতা মাহমুদুর রহমান দেলোয়ার প্রমুখ ।
বরিশাল , ১০ মে ( উৎপল দাস মিলু / আমাদের বরিশাল ডটকম ) : অভ্যন্তরীন কোন্দলের জের ধরে বরিশালে বিএনপি ' র কেন্দ্রীয় বিভাগীয় সহ - সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান রাজনকে সোমবার রাতে প্রতিপক্ষরা এলোপাথারীভাবে কুপিয়ে গুরুতর জখম করেছে । সোমবার রাত ১০টায় কেন্দ্রীয় নেতাদের গাড়ির বহর ভোলা থেকে বরিশালে পৌছার পর চরকাউয়া ফেরিঘাটে এই ঘটনা ঘটে । গুরুতর আহত নজরুল ইসলাম খান রাজনকে প্রথমে বরিশাল শেরে - ই - বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে নেয়া হয় । এরপর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরন করা হয় ।
ভাই রেসিপি টা দয়া করে একটু জানাবেন !
নেত্রকোনা , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : ঢাকার পিলখানা বিডিআর বিদ্রোহে সেনা অফিসার হত্যা মামলার প্রত্যক্ষ ও চার্জশিটভুক্ত পলাতক এক আসামিকে নেত্রকোনায় গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃত আসামি সিপাহী ( ৬১৭৬৩ ) মো . কামরুল হাসান কেন্দুয়া থানার পাঁচহাট গ্রামের আবুল হাশেমের পুত্র । আজ বুধবার দুপুর ১টায় কেন্দুয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে । পরে বিকেল ৪টায় নেত্রকোনা পুলিশ সুপার কার্যালয়ে তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয় । সদর থানার এএসপি সার্কেল মো . আসাদুজ্জামান সাংবাদিকদের জানান , সিপাহী মো . কামরুল হাসান ডিএমপি নিউমার্কেট থানার মামলা নং ৯ ( ৪ ) ০৯ - এর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের চার্জশিটভুক্ত পলাতক আসামি । আজ দুপুর ১টায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নয়াপাড়া ইউনিয়নের পাঁচহাট গ্রামের কোনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে । তার বিরুদ্ধে হত্যা মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে ৩২টি গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / আরআর / ১৭ : ০২ ঘ . )
যদি বলি শুনতে বিরক্তিকর শব্দগুলো কি ? এখানেও এমনি । যেমন বাসের হর্ন , বাপের বকুনি , বন্দুকের শব্দ , বেসুরো গান , নাক ডাকা , সজোরে দরজা লাগানো , ইট ভাঙ্গা , ড্রিলিং , কানের কাছে ভ্যান ভ্যান , মশা - মাছির প্যান প্যান ইত্যাদি ইত্যাদি . . .
বিগত জোট সরকার , তত্তাবদায়ক সরকার , বত ` মান সরকার সহ এ পয ` ন্ত দশ টাক অশ্র্ , জংগী ও বত ` মান সেনা বিদ্র্হ এই সব বিষয় গুলির তদন্ত হেচ্ছে বিচার হেচ্ছে কিন্তু এসব গটনার আসল হোতা কারা , এদের মধদ দাতা করা , টাকার উৎস কোথা থেকে আসে তাকি কখনও উদ্ধঘাটিত হেবনা , জনগণ কি জানতে পারেবনা এটাই আমার প্রশ্ন জাতির নিকট ।
আমি অনেকদিন থেকেই একটা বিষয় চিন্তা করি । বাংলাদেশে ইসলামি আন্দোলন গুলির সামগ্রিক নৈতিকমানের নিম্ন গতির বড় কারন মনে হয় দীর্ঘ সময় ধরে নতুন মৌলিক ইসলামি সাহিত্যের অনুপুস্থিতি । মাওলানা আব্দুর রহীম ' র পরে বাংলায় ভালো মানের ইসলামের তাত্ত্বিক বই কেউ লেখেছেন বা অনুবাদ করেছেন বলে চোখে পড়েনি । BIIT কিছু ভালো বইয়ের অনুবাদ করেছে , কিন্তু অত্যন্ত দুর্বল মার্কেটিং এর কারনে তা ধরা ছোঁয়ার বাইরে ।
বেলের কাঁটা • • মে ১৬ , ২০১১ @ ৬ : ১৯ অপরাহ্ন
আমি তোমায় ভালোবাসি তোমার জন্যই তোমার ডেড কে বলতে পারি বাবা তোমার জন্য , হাজারো আইটেম খাওয়ানোর পরও বলতে পারি - " আরও কি তুমি খাবা " ? আমি তোমায়ই ভালোবাসি ।
সিলেট , ১৯ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মঞ্জুরের স্বামী হাসান সাঈদ সুমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং ছাত্রীহল । আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করা হয় । কর্মসূচি থেকে রুমানার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধী ও অপরাধে সহায়তাকারীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় ।
সমাবেশে ফখরুল নেতাকর্মীদের কাছে জানতে চান , কোকোর বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে কী কর্মসূচি দেওয়া যেতে পারে । নেতাকর্মীরা হরতাল হরতাল বলে চিৎকার করেন । ফখরুল বলেন , আপনাদের এই দাবি চেয়ারপার্সন খালেদা জিয়ার কাছে পৌছানো হবে ।
টেকনাফে হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে মৎস্যজীবীলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । ৯ জুলাই বিকাল ৫ টায় . . .
চেম্বার : শমরিতা হাসপাতাল ৮৯ / ১ , পান্থপথ , ঢাকা টেলিফোন : ৯১৩১৯০১ মোবাইল : ০১৭১১৮৩০১১৮ রোগী দেখার সময় : সকাল ১১টা থেকে দুপুর ১টা ( মঙ্গল , বুধ , ও বৃহস্পতিবার )
ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো : শহীদুল আলম বলেন , আজ জাীয় বিপ্লব ও সংহতি দিবস আর আজ এই দিনেই বিপ্লবের মাধ্যমেই বাংগালী জাতী পেয়েছিল এক নতুন অধ্যায় । সুচনা হয়েছিল পরিপুর্ণ একটি শান্তিপ্রিয় দলের , একটি দেশের । আজ আমাদের এই সোনার বাংলাদেশটাকে লুটে পুটে খাচ্ছে আওয়ামী বাকশালী সরকার । আমরা প্রবাসে থেকেও শান্তিতে নেই । সব সময় এক অজানা উৎকন্ঠার মধ্যে আমাদের দিনাতিপাত করতে হয় দেশে বসবাসরত পরিবার পরিজনদের কথা ভেবে । কখন জানি সরকারী দলের অত্যাচারের থাবায় আবদ্ধ হয়ে পড়ে । তিনি সরকারী দলের দমননীতির রাজনীতি পরিহার করে সহানুভুতির রাজনীতি করার আহবান জানান ।
এ প্রসঙ্গে হাদীছে কুদসীতে মহান রব্বুল আলামীন তিনি ইরশাদ করেন , " আমি গুপ্ত ছিলাম । যখন আমার মুহব্বত হলো যে , আমি প্রকাশিত হই । তখনই আমি প্রকাশ হওয়ার জন্য সৃষ্টি করলাম মহানতম সৃষ্টি অর্থাৎ আমার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে । " ( দাকায়িকুল আখবার )
মুহতারাম আব্দুল আলীম ভাই , জাযাকাল্লাহু খাইরান । অফ লাইনে মোবাইলে কুরআনের বাংলা অনুবাদ পড়ার একটা সফটওয়্যার আছে । কিন্তু সেটাতে আরবী নাই । শুধু বাংলা অনুবাদ । সার্চ সুবিধাও নাই । চাইলে ব্যাপারে একটা পোস্ট দিতে পারি ।
প্রজন্ম ফোরাম » বিবিধ » শিক্ষনীয় ছবি ধাঁধা - ধারাবাহিক
শাহ আখতারুজ্জামান , ছাতক : ছাতকে মাধ্যমিক শিা কর্মকর্তা অভিজিৎ কুমার পালকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামিয়াতুল মোদর্রেছিন ছাতক উপজেলা শাখা । সিলেটের গোলাপগঞ্জে বদলী উপলে গতকাল বৃহস্পতিবার বিকেলে জালালিয়া দাখিল মাদ্রাসায় এক বিদায় সংবর্ধনার অয়োজন করা হয় ।
ঝিনাইদহ , ৭ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গড়াই নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবিতে মা ও মেয়ে নিহত হয়েছেন । নিহতরা হলো শৈলকুপা উপজেলার মালিথিয়া গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী জায়েদা আক্তার . . . . বিস্তারিত পড়ুন »
জামায়াতে ইসলামী রমজান মাসেও হরতালের মতো কঠোর কর্মসূচি দেবে বলে জানিয়েছে । গতকাল দুপুরে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম । জামায়াত ও শিবির নেতা - কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে তারা এ কর্মসূচি পালন করবে । আজহার বলেন , এরপরও যদি সরকার গণহারে গ্রেপ্তার , পুলিশি হামলা - নির্যাতন - নিপীড়ন বন্ধ না করে তাহলে অবরোধ - অসহযোগের মতো আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে । তিনি বলেন , আজ বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ডা . শফিকুর রহমান , মহানগর আমির মাওলানা রফিকুল ইসলাম খান , কেন্দ্রীয় প্রচার সম্পাদক অধ্যক্ষ তাসনীম আলম , মহানগর সেক্রেটারি হামিদুর রহমান আযাদ এমপি প্রমুখ ।
নাটোর , ২৬ জুন : নাটোরের সিংড়ার বিলদহর বাজারে নির্বাচন পরবর্তী সহিংসতায় ২৫জন আহত হয়েছেন । রোববার সকালে ঘটনা ঘটে । পুলিশ ও এলাকাবাসী জানায় , রোববার সকালে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর বাজারে আওয়ামী লীগের বিদ্রোহী পরাজিত চেয়ারম্যান প্রাথী লুৎফর মোল্লার সমর্থক গফুরকে মারপিট করে আওয়ামী . . . . বিস্তারিত »
সপ্তাহ ব্যাপী এক সফরে ইসলামি বিপ্লবের মহান নেত হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী বর্তমানে পবিত্র নগরী কোমে অবস্থান করছেন ।
ঠাকুরগাঁও , ১২ জুলাই : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে পাকা সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে । সোমবার বিকেল সাড়ে পাঁচটায় মাহনচন্ডি মোড় থেকে বড়পলাশবাড়ি ও পুলহাট পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের ফলক উম্মোচন করেন বিজ্ঞান , তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় সর্ম্পকিত . . . বিস্তারিত »
অপহরণকারী অপর এক কলেজের ছাত্র । এ ব্যাপারে ডিমলা থানায় একটি মামলা দায়ের করা হয় । পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি ।
আহা কেন যে লজ্জা দেন । পড়ার জন্য ধন্যবাদ ।
আমাদের সাথে আছে 26 অতিথি এবং 1 সদস্য অনলাইন
চট্টগ্রামের মিরসরাই উপজেলার কয়েকশ বছরে ঐতিহ্যবাহী বাজারগুলো এখন ময়লা আবর্জনায় ভাগাড়ে পরিণত হয়েছে ।
ধন্যবাদ । ফারাবী ভাই নিয়মিত হাদীস বর্ননা করে যান । খুব ভাল লাগল । সংগ্রহে রাখার মত । অসংখ্য ধন্যবাদ ।
বিভাগীয় শহর রাজশাহী । রাজশাহী সিটি হাসপাতালে ৩ জন ডাক্তার ও ৪ জন নার্স কর্মরত আছেন । এই হাসপাতালে ইসিজি আলট্রাসনোগ্রাফী , রক্তের গ্রুপ পরীক্ষাসহ বিভিন্ন আধুনিক পরীক্ষার ব্যবস্থা রয়েছে । সেবা দানের উদ্দেশ্য নিয়ে এই হাসপাতালটি কাজ করলেও বর্তমানে কিছু অব্যবস্থাপনার চিত্র লক্ষ করা যায় । স্থানীয় সূত্রে জানা যায় , এখানে টিকিট মূল্যের বৈষম্য আছে । তাদের দাবি জ্বর , সর্দি , কাশিসহ সাধারণ চিকিৎসার জন্য ১০ টাকায় টিকিট পেলেও প্রসূতি ও চক্ষু চিকিৎসার জন্য ৫০ টাকায় টিকিট কাটতে হয় । রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ টাকার টিকিটে এক মাস সেবা পাওয়া যায় । যেখানে সিটি হাসপাতালে ১০ টাকা দিয়ে মাত্র একবার চিকিৎসা পাওয়া যায় । এখানে ইসিজি আলট্রাসনোগ্রাফী কার্যকর আছে কিনা জানতে চাইলে এক রোগী জানান পরীক্ষার জন্য যে টাকা দিতে হয় তার চেয়ে কম খরচে রাজশাহী মেডিকেল কলেজে পরীক্ষা করা যায় । তিনি আরো জানান , এই সকল পরীক্ষার মানের ব্যাপারে তাদের আস্থার অভাব আছে ।
শুধু কমেন্ট করি বলেছেন : জবাব দিন মুছে ফেলুন
হে যাহারা ইমান আনিয়াছ ! যখন তোমাদিগকে জুমুআর দিনে নামাযের জন্য আহ্বান করা হয় তখন আল্লাহ্র স্মরণের জন্য দ্রুত আস এবং ক্রয় - বিক্রয় পরিত্যাগ কর । ইহা তোমাদের জন্য উত্তম , যদি তোমরা জানতে ।
দিনলিপিটা সুন্দর । মনখারাপ মাখা । মনের বিভিন্ন অনুভূতি প্রকাশের জন্য লেখনী খুব ভাল মাধ্যম , তাই না ? আপনি ব্লগে নিয়মিত সময় দেন , হয়ত লেখা মাথায় আসে বলেই আর সেটা ঝরঝরিয়ে বের করতে পারেন বলেই এটা ভাল্লাগে ।
সর্বশেষ এডিট : ৩০ শে মে , ২০০৯ ভোর ৬ : ৫২
সকাল সাড়ে ১০টায় আদালতের কার্যক্রম শুরুর পর মহানগর হাকিম হারুন অর রশীদ বাদীর জবানবন্দি গ্রহণ করেন । বেলা ১টায় আদেশের জন্য সময় ধার্য করেন আদালত ।
দেশ এহানর সরকারর প্রজাতন্ত্র ; য়্যামদলীয় রাষ্ট্রমাকর ডান্ডির সিজিলন চলের ।
যেই অফিসেই যান , লাভ নাই ঠিকই ফাকী দিয়া ব্লগে আইবেন এইটা বুঝি । উদাহরন - মাটিবাবা এবং আমি
খুলনা , ১১ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : খুলনার একটি আদালত ধর্ষণ মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড , ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে । একটি ধর্ষণ মামলার রায়ে . . . . বিস্তারিত পড়ুন »
কুমিল্লা , ৮ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা বাজারের এনকে জুয়েলার্স থেকে ১২০ ভরি স্বর্ণঅলঙ্কার ও নগদ ৫ লাখ টাকা চুরি হয়েছে । আজ শুক্রবার দুপুরে চুরির এ ঘটনা ঘটে । স্থানীয় সূত্রে জানা যায় , জুয়েলার্সের মালিক খোরশেদ আলম আজ জুমার নামাজ পড়তে গেলে দোকানের তালা ভেঙে কে বা কারা ১২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫ লাখ টাকা নিয়ে যায় । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এমআর / শাসি / আরআর / ২০ . ৫৮ ঘ . )
এদের মধ্যে মহিউদ্দিন আলমগীর , আহসান কবির হাসান , মিজানুর রহমান মিজান মারা গেছেন । এছাড়া মেহেদী হাসান লিটু ও শফিকুল ইসলাম মিন্টা ভারতে এবং সোহরাব বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছে ।
সাভার প্রতিনিধিসাভার উপজেলা চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ - সভাপতি ফিরোজ কবীরের হাতে প্রহৃত হয়েছেন সাভার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নূরুল আমিন রানা । এ ঘটনা সাভার থানা এলাকায় গত দু ' দিনে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে । জানা যায় , সাভার পৌর মেয়র পদে আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান ইমু দলীয় মনোনয়ন পান । এতে মনোনয়নবঞ্চিত দলের থানা শাখার সাধারণ সম্পাদক হায়দারের ঘনিষ্ঠ সহকর্মী সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নূরুল আমিন রানা ক্ষুব্ধ হন এবং বিভিন্ন জনকে দোষারোপ করে কথা বলেন । উপজেলা চেয়ারম্যান ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা ফিরোজ কবীরকে দোষারোপ করে তার বিরুদ্ধে আলী হায়দারের কাছে কুত্সা রটনা করেন । এতে ক্ষিপ্ত হয়ে উপজেলা চেয়ারম্যান ও তার সমর্থকরা বুধবার উপজেলা সংলগ্ন আলী হায়দারের বাসায় রানার ওপর চড়াও হন । তাকে চড় - থাপ্পর ও বেদম প্রহার করে আহত করেন । এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান বলেন , রানা বেয়াদব তাকে শাসন করা হয়েছে । http : / / www . amardeshonline . com / pages / details / 2011 / 01 / 01 / 60909
ব্যাস হয়ে গেল । তবে একবারেই শেষ না , আরও আছে । এবার আপনার URL লিঙ্ক টা copy করে আপনার browser এর tools এ যান । tools থেকে option এ যান । এখানে homepage এ আপনার কপি করা লিঙ্ক টি paste করে দিয়ে apply / ok করুন ।
কথা ও সুর : সলীল চৌধুরী পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা , হবে চেনা , হবে জানা । । অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে , এসো এবার দ্বিধার বাধা পার হয়ে তোমার আমার সবার স্বপন মিলাই প্রাণের মোহনায় কিসের মানা । । তখন এ গান তোলে তুফান নবীন প্রানের প্লাবণ আনে দিকে দিকে কিসের বাধা , বিপদ বরণ মরণ হরণ , চরন ফেলে সে যায় হেকে । তখন তো আর শোষণ বাঁধণমানব না সবার এ দেশ সবার ছাড়া তো জানব না পরোয়া নেই আকাশ বাতাস হবে আশার পরোয়ানা । ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে , চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুব্রত পালের নেতৃত্বে ভাম্যমান আদালত পৌর এলাকার বালুবাগানে অভিযান চালিয়ে সাইফুল ইসলামের ছেলে আওলাদ হোসেন ( ৩২ ) ও শান্তির মোড় এলাকায় অভিযান চালিয়ে রেল বাগানের নইমুদ্দিন মন্ডলের ছেলে মোঃ তসলিম উদ্দিনকে ( ৫৪ ) হেরোইন বিক্রির সময় হাতে নাতে আটক করে । পরে ভাম্যমান আদালত বসিয়ে সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুব্রত পাল আটক ২ মাদক ব্যবসায়ীকে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠান ।
অজিত বলেছেন : আমি কি যোগ দিবার পারুম ? ? আমিও মনে করি পিরিতে ভাইটামিন আছে । তয় মাঝে মধ্যে বদহজম হয় । তখন স্যালাইনে কাজ হয় না
@ বেলের কাঁটা , দেখি পারলে আরো কয়েকটা এক্সট্রিম জুক্স দিব , আমুতে খালি আপ্নেই জুক্স দেন , এইবার আমিও লাইনে দাড়াইলাম
মঙ্গলবার ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় মামলাটি খারিজ করা হয় বলে ঢাকা মহানগর হাকিম হারুন অর রশীদ আদেশে উল্লেখ করেন ।
গত ৪ জুলাই নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ মিছিলে লাঠিপেটা করে জখম করায় তিনি দণ্ডবিধি আইনের ৩০৭ , ৩২৪ , ৩২৩ , ৩৪১ ও ১০৯ ধারায় মামলাটি করেন ।
হাদা রাম নভেম্বর ২৮ , ২০১০ @ ২ : ১২ পুর্বাহ্ন
র্যাব - ৮ এর সহকারী পরিচালক এএসপি আরিফুল ইসলাম জানান , বুধবার দুপুরে বরগুনা সদর উপজেলার রক্ষাচন্ডী গ্রামের বেরীবাধের পাশ থেকে এক কেজি গাঁজাসহ চাঁন মিয়ার ছেলে কাঞ্চন আলী হাওলাদারকে ( ৬০ ) গ্রেফতার করা হয় । র্যাব সদস্যরা দাবি করেন , উদ্ধারকৃত গাঁজার মূল্য ২৪ হাজার টাকা । উদ্ধারকৃত গাঁজা ধংস করে ফেলা হয়েছে ।
বাগেরহাট , ৮ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভার সানকিভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একই সময়ে বিএনপি ও আওয়ামী যুবলীগ পাল্টাপাল্টি সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন । আজ শুক্রবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে । উপজেলা যুবলীগ সভাপতি মুশফিকুর রহমান বলেন , শুক্রবার সকালে মোড়েলগঞ্জ পৌরসভার সানকিভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়ন যুবলীগ এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভা আহ্বান করে । উপজেলা বিএনপিও একই স্থানে সভা ডাকলে প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ওই মাঠে ১৪৪ ধারা জারি করেছে । মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মো . জহোর আলী বলেন , এ দুটি সংগঠনের কেউই প্রশাসনের কাছ থেকে স্কুল মাঠ ব্যবহারের অনুমতি নেয়নি । বৃহস্পতিবার রাতে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কার কথা লিখিতভাবে জানালে রাত ৩টায় মাইকিং করে স্কুল মাঠে ১২ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে । মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক বলেন , আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / ডিএইচ / এমএইচ / ১৩ . ১২ঘ . )
গাজীপুর , ১২ জুলাই : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদকরণ পাইলট প্রকল্পের কাজ । মঙ্গলবার সকালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা দান প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আখতারোজ্জামান সিদ্দিকী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে পাইলট প্রকল্পের উদ্বোধন করেন । উদ্বোধনী . . . . বিস্তারিত »
পুলিশের কাছে আটক হওয়া রাশা আল - দুওয়াইসি বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে জানান , বৃহস্পতিবার বিকালে তারা ছয়জন রিয়াদের একটি সড়কে গাড়ি চালানোর শেখার প্রস্তুতি নেয়ার সময় স্থানীয় পুলিশ তাদের নিকটতম থানায় ধরে নিয়ে যায় । পরে অভিভাবকদের হস্তক্ষেপে তারা মুক্তি পায় । এই ব্যাপারে স্থানীয় ট্রাফিক পুলিশ কোনো প্রকার মন্তব্য করেননি । রাশা আরো জানায় , গাড়ি চালানো শেখা আমার অধিকার । গাড়ি চালানো শিখানোর জন্য আমার দুই বোন সঙ্গে ছিল তাদেরকেও আটক করা হয়েছে । তিনি আরো জানান , সৌদি আরবে ব্যক্তিগত পুরুষ গাড়ি চালকের মজুরী ২হাজার রিয়েল ( ৩৪ হাজারটাকা ) । প্রত্যেক পরিবারের এই খরচ বহন করার সার্মথ্য নেই ।
ঢাকা , ২৯ জুন : মাইকেল মধুসূদন বাংলা সাহিত্যের এক যুগস্রষ্টা , নতুনধারার সাহিত্যের লেখক তথা এ দেশের মহাকবি । এই মহাকবি নব নব ধারা সৃষ্টি করে বাংলা সাহিত্যেকে বিশ্ব দরবারে পরিচিত করেন ।
মুস্তাফিজ : জানুয়ারি ১৩th , ২০১১ at ৪ : ১৪ পূর্বাহ্ণ
জয়পুরহাট , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : জয়পুরহাটে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপন কুমার মোদককে প্রত্যাহারের দাবিতে তার আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জন করেছে আইনজীবীরা । আজ বুধবার সকাল থেকেই এ আদালত বর্জন করা হয় । আইনজীবীদের সাথে . . . . বিস্তারিত পড়ুন »
৬ - ০০ বোটানিক এ্যারোমা ছায়াঝংকার ৬ - ২০ বলাবাহুল্য ( টক শো )
ঢাকা , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : হরতালে পুলিশের হামলায় গুরুতর আহত বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে উন্নত চিকিৎসার জন্য নিউইয়র্ক নেয়া হচ্ছে । আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল ( রা . ) বিমান বন্দর থেকে আমিরাত এয়ার লাইন্সের একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন । জয়নুল আবদিন ফারুকের মেয়ে তামান্না ফারুক ইমা শীর্ষ নিউজ ডটকমকে এ কথা জানিয়েছেন । উল্লেখ্য , গত ৬ জুলাই হরতাল চলাকালে মানিক মিয়া এভিনিউতে মিছিল করার সময় পুলিশের হামলায় বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক গুরুতর আহত হন । পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় । এদিকে ওই হামলার ঘটনার পর পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করে । মামলার প্রেক্ষিতে মঙ্গলবার তিনি হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করেন । শুনানি শেষে আদালত তাকে ৩ মাসের জামিন দেন । ( শীর্ষ নিউজ ডটকম / এমআই / এসএস / এআই / ১১ . ৩৭ঘ )
মশার সাথে মশার দেখা , ঘোড়ার সাথে ঘোড়ার । এখানে তার বিপরীত হলো , মশার সাথে পিঁপড়ের নয় , মৌমাছির নয় , ডাসের নয় , দেখা হলো তাগড়া ঘোড়ার সাথে । ঘোড়া ছিলো মাঠে আর মশা . . . Read more »
By Prio Ranjan Panchagarh দেখা হয়েছে : ০ বার পরিবেশ | বর্জ্য ব্যবস্থাপনা
১১তম রমযান - রোযা পালনের নিয়ত করে সে রোয়া ভেঙ্গে ফেললে তা কাযা করার বিধান কি ?
সকাল ১০ টা ৩৭ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়ে একটানা বেলা ১১ টা ২০ মিনিট পর্যন্ত চলে । শুরুতেই প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু তদন্তের জন্য আবারো সময় প্রার্থনা এবং আসামিদের বিরুদ্ধে আটকাদেশের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে বলেন , তদন্তে তাদের বিরুদ্ধে অনেক তথ্য - প্রমাণ পাওয়া গেছে । সেগুলো যাচাই - বাছাইয়ের কাজ চলছে ।
নিচে পুরো গোপনবার্তায় উনার সাথে যোগাযোগ এর বিস্তারিত দেয়া হল ।
হুযুরে আকরাম , নূরে মুজাস্ সাম , সাল্লাল্লাহু তাআলা আলাইহি ও আলিহি ওয়া সাল্লাম রহমত প্রাপ্তির ভিত্তিমূলক ইরশাদ হচ্ছে , " যে ব্যাক্তি সকালে দশবার ও সন্ধ্যায় দশবার আমার উপর দুরূদে পাক পড়ল , কিয়ামতের দিন সে আমার শাফা ' আত লাভ করবে । " সাল্লু আলাল হাবিব , সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ
দেশের বাইরে থাকার সময় ১ - ২ ডলারের চাইনীজ হাবিজাবি প্রোডাক্ট কিনতাম প্রচুর । আবার দেশে এসে ঐ একই জিনিস কিনেছি হয়তো ৩০০ - ৫০০ টাকা দামে । অথচ দেশে কেনা জিনিসটার কোয়ালিটি নিম্নমানের ।
কুড়িগ্রাম , ১১ জুলাই : " ৭০০ কোটি মানুষের বিশ্বে , পরিকল্পিত পরিবার , দেশ গড়ার অঙ্গীকার " শ্লোগানে কুড়িগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হলো । সোমবার সকাল নয়টায় এ উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে । পরে কুড়িগ্রাম টাউন হলে জেলা পরিবার পরিকল্পনা উপ - পরিচালক . . . . বিস্তারিত »
বরিশাল , ১২ জুলাই : বরিশাল জেলার ১০ উপজেলার ৬০ গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই । উপজেলার কোমলমতি শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ।
বিয়েতে আমি যেতে পারি নি , ঐ সময়ে ব্যক্তিগত ব্যস্ততার জন্য ঢাকাতে থাকায় । এরপর অনেকদিন আর দেখা হলো না নন্দিতার সাথে , অবশ্য দেখা হবার কথাও না ।
সাভার , ১২ জুলাই : সাভারের হেমায়েতপুর এলাকা থেকে মঙ্গলবার অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নের ( র্যাব - ৪ ) সাভার নবীনগর ক্যাম্পের সদস্যরা । র্যাব - ৪ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে দুপুর তিনটার দিকে উপজেলার তেতুঁলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে স্বপন ( ২৫ ) ও . . . বিস্তারিত »
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশীদের প্রতিদিনের সংবাদ পরিবেশনের জন্য আগ্রহী লেখক - সাংবাদিকদের যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে । ইমেইল : editor @ shomoy24 . com
লেখক বলেছেন : খুব ভাল । তোমারে একদিন পরিচয় করাইয়া দিমু ।
আল বাশীরু , আল বুরহানু , আল বাদরুল মুনীর , হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদত শরীফ - এর কতিপয় মু ' জিযা ও মহিমা
প্রতিষ্ঠার ২৫তম বর্ষপূতি উদযাপন করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ তৈরীর কোম্পানি এরিস্টোফার্মা । আজ সোমবার সকালে কক্সবাজারের হোটেল মোটেল জোনস্থ হোটেল লংবীচের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে
বাগেরহাটপ্রতিনিধি , বাংলাদেশনিউজ২৪x৭ . কম ; রবিবার ছিল আন্তর্জাতিক সেচ্ছাসেবী দিবস এ উপলক্ষে আস বাংলাদেশের উদ্দোগে কচুয়ায় আন্তর্জাতিক সেচ্ছাসেবী দিবস পালিত হয়েছে । সকাল দশ টায় কচুয়া উপজেলা চত্তর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে এক বিশাল র্যা লি বের হয় । র্যা লিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলনায়তনে শেষ হয় । র্যা লি শেষে উপজেলা মিলনায়তনে আস বাংলাদেশের সহ সভাপতি হাজরা শহীদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিতআলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল ইসলাম , বিশেষ অতিথি ছিলেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ন ম খায়রুলআনাম , কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা দেলোয়ারহোসেন , কচুয়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফকির মোবাইদুল ইসলাম লিটন , রাড়ী পাড়া নাগরিক কমিটির সভাপতি ও উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান শাহিদা আক্তার , উপজেলা ভাইচ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ , কচুয়া সদর ইউনিয়নের নাগরিক কমিটির সভাপতি ও কচুয়া ডিগ্রী কলেজের উপাধক্ষ্য নাজমুল হুদা মিয়া , নাজমা সরোয়ার , আস বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান , প্রমুখ । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / এমএ / এসএকে .
ঢাকা , ১২ জুলাই : হরতালে মারধর করে হত্যাচেষ্টার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী , স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আইজিপিসহ পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা খারিজ করে দিয়েছেন আদালত ।
চোখ রাখতে থাকলাম মেঘবাড়ীতে , অগণিত মেঘ , অগণিত লেইসফিতা পিনপিন পতপত আমরা তখন ইউনি করতে গেলাম - বুঝলাম আমাদের কেউ কেউ মজতে যায় সে মজে , তারা মজায় , ওয়াক ওয়াক করে আসে আবার যায় মজে মজায় ওয়াক ওয়াক করে
শোনো বলি তোমায় যারা ভাগ করেছে দলে দলে
ঢাকা , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : বাংলাদেশ জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম বলেন , নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না । তিনি বলেন , তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে । এ ভয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্ত করেছে । সরকারের জুলুম , নির্যাতন ও দুঃশাসনের হাত থেকে মুক্তির জন্য দেশব্যাপী জামায়াতের সমাবেশ ও দোয়ার অংশ হিসেবে দলটির ঢাকা মহানগরীর উদ্যোগে আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন । তিনি বলেন , দলীয় বিবেচনায় ৮ হাজার মামলা প্রত্যাহার ও আদালতে ফাঁসির আদেশ হওয়া আসামিদের ছেড়ে দেয়া হয়েছে । অথচ নিজামী , মুজাহিদসহ জামায়াতের নেতাদের বিনা বিচারে আটকিয়ে রাখা হয়েছে । সরকারের এসব জুলুম - নির্যাতন আল্লাহ কখনো বরদাস্ত করবে না । আমরা আল্লাহর ওপর এর বিচার দিলাম । আল্লাহই সবচেয়ে ন্যায় বিচারক । সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর সভাপতি রফিকুল ইসলাম খান বলেন , ধর্মনিরপেক্ষতা একটি কুফরি মতবাদ । এ ব্যাপারে দেশের আলেম - ওলামাগণ একমত হয়েছেন । অথচ সরকার সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা কথাটি বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র স্থাপন করেছে । এর মাধ্যমে সরকার আল্লাহ ' র সাথে যুদ্ধ ঘোষণা করেছে । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন - জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনীম আলম , সহ - সেক্রেটারি ডা . সফিকুর রহমান , হামিদুর রহমান আজাদ এমপি , নূরুল ইসলাম বুলবুল প্রমুখ । সমাবেশ শেষে সরকারের অত্যাচার , জুলুম ও দুঃশাসনের হাত থেকে মুক্তির জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এটিএম আজহারুল ইসলাম । ( শীর্ষ নিউজ ডটকম / এমএমকে / শাসি / এসসি / ১৮ . ০০ঘ . )
ঢাকা , ৯ জুলাই : জামায়াতে ইসলামীর পটুয়াখালী জেলার আমির মাওলানা ফখরুদ্দিন খান রাযীকে গ্রেফতার করা হয়েছে । শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কালিকাপুর চৌরাস্তা এলাকায় নিজ বাসভবন থেকে পুলিশ তাকে গ্রেফতার করে ।
চাষাবাদ মৌসুমে কম দামে রাসায়নিক সার , কীটনাশক ও বিদ্যুৎ সরবরাহ থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে । ধানের হাটগুলোতে প্রচুর ধান উঠলেও ক্রেতা নেই । তবে আছে ফড়িয়া । তারা সিন্ডিকেট গড়ে তুলে ইচ্ছেমত ধানের দাম দিচ্ছে ।
রান্নাটা ট্রাই করার জন্য ধন্যবাদ । সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ খাবার টেবিলে আর লবণ নয় !
প্রজন্ম ফোরাম » সাহিত্য - সংস্কৃতি » পটল সাহেবের ফিলিম : পর্ব ১
পঞ্চগড় প্রতিনিধি : : তোকে খুন করে আমি আত্মহত্যা করবো , এসিড দিয়ে তোকে পুঁড়িয়ে মারবো । গত বুধবার দুপুরে পঞ্চগড়ে কলেজ থেকে বাড়ি ফেরার পথে রিক্সা থামিয়ে কলেজ ছাত্রীকে জুতাপেটা করতে করতে এভাবেই হত্যার হুমকি দেয় এক বখাটে যুবক । ঘটনাটি ঘটেছে পঞ্চগড় শহরের আলোছায়া সিনেমা হলের কাছে । . . . . বিস্তারিত
সোয়ানের খুব হিংসে হল পাপ্পুর মামাত ভাইর উপরে । পাপ্পুর মামাত ভাই অংকটা পারলে হয় । তখন পাপ্পুর সাথে কথা বলা যাবে না । নিজে কিছু পারে না । তাতে কি হবে ? মামাত ভাই উড়োজাহাজ পাপ্পু নিজেকে পাঙ্খা ভাববে ।
র্যাব - ২ এর কর্মকর্তারা জানান , গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন রাজধানীর গুলশান থানাধীন নিকেতন এলাকায় একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধ ভিওআইপি ব্যবসা করে আসছে । এমন তথ্যের ভিত্তিতে র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র্যাব - ২ এবং বিটিআরসি প্রতিনিধির সমন্বয়ে গঠিত একটি যৌথ দল বুধবার দুপুরে ঐ বাসায় অভিযান চালায় । নিকেতনের ২ নম্বর রোডের ৯০ নম্বর বাড়িতে এই অভিযানকালে অবৈধ ভিওআইপি ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে ড . এজাজ আহম্মদ ( ৪২ ) ও তার কর্মচারী পলাশকে গ্রেফতার করা হয় । ঐ বাসা থেকে ৪টি চ্যানেল বক্স , ৩টি রাউটারস , বিভিন্ন মোবাইল কোম্পানির ৯৯৫টি সীমকার্ডসহ অবৈধ ভিওআইপি সরঞ্জামাদি উদ্ধার করা হয় । ড . এজাজ জানান , তার ব্যবসায়িক পার্টনার টেরী ফারুক বর্তমানে দেশের বাইরে অবস্থান করছে ।
লেখক বলেছেন : ক্রিয়েটিভ লোকজনই কম । স্বল্প বাজেটেও মৌলিক আর অনেক ভালো সিনেমা বানাও যায় চাইলে ।
রাখাল ভাই ডাবলিনে জমি চাষ করে উপার্জিত বৈদেশিক মুদ্রা বাংলাদেশে পাঠালে সেটা তো বাংলাদেশের অর্থনীতির জন্য উপকারী ।
জেলা সদর থেকে ৬ কিলোমিটার দূরে ফারুকমুন পাড়ার আনারস চাষি পাকদির বম ও কেিসমানি পাড়ার পাচানো বম জানান , বর্ষার সময় আনারসের ফলন বেশি হয় । এ সময় ক্ষেত থেকে আনারস কাটা হয় । কিন্তু এখানে কোনো সংরক্ষণগার না থাকায় অনেক আনারস পচে নষ্ট হয়ে যায় ।
পুরানা বাংলা ছবিতে ( ঢাকাই বা কলকাত্তি যাই হোক না কেন ) খালি দেখা যাইত নায়ক বিলেত থিকা একটা বিদ্যাই শিখ্যা আইছেন - সেইটা হইলো পাইপ টানা ; আর আইসাই নায়িকার বাপের সামনে ভুস ভুস কইরা পাইপের ধোয়া উগরানো . . .
কাজী ক্র্যাফট টাঙ্গাইল , মানিকগঞ্জ , রাজশাহীর ঐতিহ্যবাহী কাপড় এবং আদিবাসীদের হাতে তৈরি কাপড় ব্যবহার করা হয়েছে কাজী ক্র্যাফটের পোশাকে । হলুদ , সাদা , লাল , নীল ইত্যাদি রঙের ব্যবহারে তৈরি করা হয়েছে শাড়ি , সালোয়ার - কামিজ , ফতুয়া , পাঞ্জাবি ইত্যাদি ।
তূর্য বলেছেন : মডুদের মাইনাস এমন সব জাক্কাস ছবিগুলা ডিলিট কইরা দিল
ট্রাইব্যুনালের নির্দেশনা অনুসারে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃতদের ধানমণ্ডির একটি বাড়িকে জিজ্ঞাসাবাদ করছে তদন্ত সংস্থা , একেই বলা হচ্ছে সেফ হোম ।
আট শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরী বোর্ডের অধীনে এ পরীক্ষায় ১৩ লাখেরও বেশি শিক্ষার্থী অংশ নেয় । গত বছর এ সংখ্যা ছিলো ১২ লাখ ৬ হাজার ১৯ জন ।
জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ফরিদপুর শহরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন । তার পিতা মৃত মওলানা আব্দুল আলী একজন বড় পীর হিসেবে এখনও ফরিদপুরে সর্বজন পরিচিত । জনাব মুজাহিদ তার পিতার সান্নিধ্য বেড়ে উঠেন । তিনি তার পিতার নিকট হতে প্রাথমিক শিক্ষা লাভ করেন । তিনি প্রথমে ময়েজুদ্দিন উচ্চ বিদ্যালয় ও পরে ফরিদপুর জিলা স্কুলে ভর্তি হন । সেখান হতে মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ন করে রাজেন্দ্র কলেজ হতে উচ্চ মাধ্যমিক ও স্নাতক ডিগ্রী লাভ করেন । জনাব মুজাহিদ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন । জনাব মুজাহিদ অষ্টম শ্রেণী হতে ইসলামী আন্দোলন ও সামাজিক কাজের সাথে যুক্ত । তিনি Islamic Students Dawah Organizaton এর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন । জনাব মুজাহিদ এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর আমীর হিসেবে ১৯৮৩ সালে দায়িত্ব নেন এবং ১৯৯৮ সালে সহকারী সেক্রেটারী জেনারেলের দায়িত্ব নেন । ২০০০ সালের ৮ ডিসেম্বর হতে বর্তমান সময় পর্যন্ত তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেলের দায়িত্ব পালন করছেন । একজন সমাজ কর্মী হিসেবে জনাব মুজাহিদ সমধিক পরিচিত । তিনি উল্লেখযোগ্য সংখ্যক মসজিদ , মাদ্রাসা , স্কুল , ইয়াতিমখানা প্রতিষ্ঠা করেন । তিনি বাংলাদেশ পাবলিকেশন্স এর চেয়ারম্যান এবং সাপ্তাহিক ইংরেজী পত্রিকা The Rising Sun এর সম্পাদক । আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বিশ্বর উল্লেখযোগ্য সংখ্যক দেশ ভ্রমন করেন । তিনি সৌদি আরব , বৃটেন , ফ্রান্স , জার্মানী , ইটালী , আমেরিকা , কানাডা , আরব আমিরাত , কাতার , ওমান , বাহরাইন , কুয়েত , জাপান , মালয়েশিয়া , গ্রীস , ফিলিপাইন , সিঙ্গাপুর , চীন , নেপাল , থাইল্যান্ড , তুরস্ক প্রভূতি দেশ ভ্রমন করেন । তিনি বেশ কয়েকটি বই লেখেছেন তার মধ্য উলেস্নখযোগ্য হল ' আজকের মুসলমান ও ইসলামের দাবী , বিশ্বব্যাপী ইসলামী আন্দোলন ও জামাতের প্রবাহ , একটি স্বাচ্ছা জবাবদিহীমূলক আর্দশ গনতান্ত্রিক দল , তুরস্ক সফর প্রভুতি । জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ২০০১ সালের ১০ অক্টোবর হতে ২০০৬ সালের ২৮ শে অক্টোবর পর্যন্ত গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে সফলতার সাথে তার দায়িত্ব পালন করেন । এরকম একজন ইসলামী ব্যক্তিত্ব ও গনতান্ত্রিক সরকারের সফল মন্ত্রীর বিরুদ্ধে বর্তমান ডিজিটাল সরকার যে মিথ্যা মামলায় অভিযোগ তুলেছে তা ভিত্তিহীন । যে ব্যক্তি একটি পূর্ন মন্ত্রনালয় পাঁচ বছর দক্ষতার সাথে পরিচালনা করেছেন অথচ তার বিরম্নদ্ধে দুনীতির দ পাওয়া যায়না তিনি কীভাবে এরকম কাজ করতে পারেন ? তা বিবেকবান মানুষ মাত্রই উপলদ্ধি করতে পারবেন । পারবেন না শুধুমাত্র আওয়ামী বাকশালী , স্বৈরাচারী , গনতন্ত্র হত্যাকারী , ধর্মনিরপেক্ষবাদী এ জুলুমবাজ সরকার ।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বেগম জানান , ঐ রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধের বিষয়টি আমার জানা নেই । তারপরও খোঁজ - খবর নিয়ে দেখা হচ্ছে । আর জমি অধিগ্রহনের ব্যাপারে ডিসি অফিসের এলএ শাখা ভাল বলতে পারবে ।
খালিদ হাসান মিলু ' র বিখ্যাত " কতদিন দেখিনা মায়ের মুখ " সহ কিছু গান বাংলা মিউজিকে আপলোড করা হল । গানগুলো হলোঃ Amay Ato Rate Kene / আমায় এত রাতে Bhubon Majhi / ভুবন মাঝি Kotodin Dekhina Mayer Mukh / কতদিন দেখিনা মায়ের মুখ Majhi Baiya Jao / মাঝি বাইয়া যাও Matir Manush / মাটির মানুষ Nadir Kul Nai / নদীর কুল নাই Nisithe Jaiyo / নিশিথে যাইও ফুলবনে Onek Sadhonar / অনেক সাধনার Porer [ . . . ]
খুলনা , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : খুলন কমার্স কলেজের অনার্স তৃতীয় বর্ষের এক ছাত্র ভৈরবনদে প্রবল স্রোতে ডুবে গেছে । তার নাম খালিদ মাহামুদ হিমন ( ২২ ) । বুধবার বন্ধুদের সাথে খরস্রোতা ভৈরবে সাতার কাটার সময় এ ঘটনা ঘটে । এদিকে ঘটনার পর ফায়ার সার্ভিস ও নৌ - বাহিনীর ডুবুরিরা তল্লাশি চালিয়েও হিমনের খোঁজ পায়নি । আশঙ্কা করা হচ্ছে তার সলিল সমাধি ঘটেছে । এ ব্যাপারে খুলনা মহানগরীর গোয়েন্দা পুলিশের এসআই ইমাম শীর্ষ নিউজ ডটকমকে জানান , বিকেলে হিমন ও তার তিন বন্ধু নগরীর ৭নং ঘাট এলাকার ভৈরবনদে সাতার কাটার জন্যে আসে । একপর্যায়ে প্রবল স্রোতের টানে হিমন পানিতে ডুবে যায় । এ ঘটনার পর থেকে সে নিখোঁজ রয়েছে । হিমন নগরীর সোনাডাঙ্গা থানা এলাকার সাত্তার বিশ্বাস সড়কের আবুল কালাম আজাদের ছেলে । রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হিমনের খোঁজ পাওয়া যায়নি বলে এ পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন । ( শীর্ষ নিউজ ডটকম / এমএস / এস / ২৩ . ৩০ ঘ . )
প্রসঙ্গ ফারাক্কা : বিশ্বে আন্তর্জাতিক নদীসমূহে বাঁধ নির্মানের ফলে সৃষ্ট সমস্যা ও এর সমাধান নিয়ে একটি গবেষণা প্রতিবেদন : হাসান জামান
আমাদের ভার্সিডির একটা ট্রেডিশন নিয় বাজে কথা বলায় আমরা দুঃখিত হইছি । ভাবমুর্তি নষ্টের অভযোগে দারওয়ান বরাবর তোমার নামে নালিশ দিতাছি দাড়াও ।
মিজানুর রহমান তুহিন এবং রওশন জাহান পছন্দ করেছেন ।
কুমিল্লাকে সিটি করপোরেশন ঘোষণার ১৮০ দিনের মধ্যেই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও তিনি ওইসময় জানান ।
আমি বেশ কিছুদিন আগে ইনকিলাব পত্রিকায় পড়েছিলাম ১৯৭৩ সালের ১৭ই এপ্রিল বাংলাদেশ ও পাকিস্তানের মাধ্যমে সার্চ করে ১৯৩ জন যুদ্ধাপরাধী খুজে বের করেছিল । আর তারা সকলেই ছিলেন পাকিস্তানি । আমার কথা হলো সরকার তাদের বিচার এর ব্যাপার কি ব্যবস্থা করেছে । কিছুই করতে পারেনি । পারে শুধু এই ইস্যুকে জিইয়ে রেখে ফায়দা লুটতে । মানুষ এখন এত বোকা নয় । নির্বাচনের সময় এই বিষয়টাকে ব্যবহার করে বেশ ভালো লাভবান হয়েছে । এখন কেন বিচার কার্য সম্পন্ন করতাছে না । আবার দেশেক ডিজিটাল করতে চায় । সে ব্যপারে কোন খবর নাই , কাকে ধরবে , কারে আটকাবে , আর কিভাবে নিজেরা লুটতরাজগিরী , টেন্ডারবাজী করবে এ নিয়ে সর্বদা ব্যস্ত । আর যারা টেন্ডারবাজী , চাদাবাজী করতাছে তাদের ব্যপারে নিরব । ২ দিন আগে ঢাকা থেকে বাড়ি আসার পথে দেখলাম একজন নরমাল লোক এক পুলিশ অফিসারকে গালাগালি করতাছে । পুলিশ অফিসার ও অসহায় , কারন ঐ লোকটি হলো ডিজিটাল সরকারের লোক । অতএব , বিচার করলে যারাই অপরাধী সকলের বিচার এটাই আমার কাম্য ।
নারায়ণগঞ্জ ১১ জুলাই : রোববার হরতাল চলাকালে পুলিশের অস্ত্র লুট , সরকারি কাজে বাধা , পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে সোমবার নারায়ণগঞ্জের তিনটি থানায় পাঁচটি মামলা হয়েছে । এসব মামলায় ১৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত এক হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে । এর মধ্যে গত দু ' দিনে পুলিশ ৩১ জনকে গ্রেফতার করেছে ।
পুলিশ জানায় , বুধবার নলছিটি থানা পুলিশ দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে মোটরসাইকেলসহ রেজাউল করিম ইমন নামে এক চোরকে গ্রেফতার করে । পুলিশের জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য বলে স্বীকার করে । পরে ইমনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তার তিন সহযোগীকে পার্শ্ববর্তী চরাদী গ্রামের একটি বাড়ি থেকে গ্রেফতার করে ।
দক্ষিণ নারান্দিয়া পশ্চিমপাড়ের আবু কালাম জানান , তার পিতার ৩৩০ শতাংশ জমি ও বসতবাড়ি নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে । তার ভাই আবুল বাসারের বসতবাড়িটিও এবছর ভেঙনের কবলে পড়েছে । তিনি জানান , গত ১৯৮২ সাল থেকে সাবেক দাউদকান্দি বর্তমানে তিতাস উপজেলার বিভিন্ন অংশের ভাঙন অব্যাহত রয়েছে ।
ক্লাশটা ছিল ভীষণ বোরিং । কিন্তু আমাদের মনে ছিল ব্যাপকই রঙ । সেই রঙ তো ট্রান্সডিউসার আর থার্মিস্টরের গ্যাড়াকলে পড়ে হারায় যেতে পারে না , তাই না ! তাই এল রিয়াজো শুরু করে দিল অরিগ্যামি . . . উদ্দেশ্য একটা কাগজের পাখি ! কাগজের পাখিটা বানানোর পর রিয়াজো চোখ এঁকে দিল । আমি ভাবলাম আরো কিছু রঙ দেয়া যাইতে পারে । এরকম পর্যায়ে দরকার পড়লো তৃণার । পূর্বেই জানা ছিল , কলমের ছোটখাট একটা দোকান ব্যাগে নিয়া ঘুরে এই বান্দা । সুতরাং , সঠিক জায়গায় নক করলাম ! পুরা ছবির অর্থায়নে ( ! ) . . . মানে হইলো গিয়া কলমায়নে ছিল তৃণা । পাখি নির্মাণ আর রঙ করছে এল রিয়াজো । আর আমার নামটা এই বিশাল যজ্ঞে না ঢুকাইলে কেমতে হয় ? আমি ছিলাম উপদেষ্টা । রঙ বাছাই এবং ডিজাইনে মাস্টারমাইন্ড হিসাবেই ছিলাম ( ) ।
১৯৭১ এ বেলুচিস্তানের কসাই টিক্কা খান বলেছিল , " বাঙ্গালী নারীদের গর্ভে বেশী সন্তান দিতে কারন সন্তান কখনো পিতার বিরুদ্ধে যাবে না " । তোর মত হতভাগা কে দেখে কথাটার মর্ম আজ বুঝলাম ।
আমি ভুলে যাই কাকে চাইতাম , আর তুমি কাকে ভালবাসতে . . . . . . গতকাল সন্ধ্যায় এত বৃষ্টি ছিল যে কি বলব আর . . . . . . . বাসা থেকে একরাশ খারাপ লাগা অনুভূতি নিয়ে বের হলাম বিকালে । তখন ও আকাশের এরকম বিরূপ আচরন হবে বুঝতে পারি নি । রুদ্র আর সুমনা এর সাথে চা খেলাম যখন , তখন একদম সন্ধ্যা । আকাশে বিজলী চমকাচ্ছে । ডাকছে আকাশ । মনে হচ্ছে আমাকেই ডাকছে , আর কাছে না পেয়ে ডেকে দিচ্ছে । খুব রাগ মনে হয় আমার উপর আকাশের ! ! ! ওদের বাসায় যেতে বলে আমি আলাদা হলাম ওদের কাছ থেকে । ওরা চলে যাওয়ার পর আমি চিন্তা করলাম কি করব ? ? ৩২ নাম্বার এ যাব নাকি টিউশনিতে যাব ? বাসস্ট্যান্ড থেকে নুরজাহান রোড পর্যন্ত হেটে আসলাম , মানে স্টুডেন্ট এর বাসার দিকে । কিন্তু না । আজ আমি ৩২ এই যাব । মেহেদী কে বললাম আমি তোদের ওখানে আসতেছি , মানে ডলফিন গলি . . . . . . . তখন বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি । মাথায় হালকা ফোটা এসে পড়তে লাগল । আস্তে আস্তে বৃষ্টির পরিমান বাড়তে লাগল । মাথা ছুয়ে কপাল , চোখ বেয়ে পানি পড়তে লাগল । বৃষ্টি পুরোদমে হচ্ছে । আমি হেটে চলছি । ২৭ নাম্বার এ বেঙ্গল এর সামনে যখন আমি , ততক্ষনে আমি প্রায় পুরো ভিজে গেছি । রাপা প্লাজার কাছাকাছি যখন চলে আসি , আমি তখন কাকভেজা । একটু একটু টান্ডা লাগা শুরু করল মনে হয় । বাতাস খুব বাহিরে । আমি থামিনি কোথাও । একমনে চলছি তো চলছি । কোন দিকে কোন ভ্রুক্ষেপ নাই । একটু একটু কাপাকাপি ও করছি । ব্যাপার না মনে করে হাটছি আর হাটছি । মাথা নিচু করে হাটছিলাম আর মনে মনে অনেক কিছু চিন্তা করতেছিলাম । বারবার শুধু তোমার চেহারাটা ভেসে আসছিল । বাবা তোমাকে অনেক ভালবাসি । তুমি আমাকে কথাগুলো এভাবে না বললে ও পারতে । তুমি জান আমি অনেক অভিমানী । তোমাকে কিছু বলতে পারি না । হ্যাঁ , সব দোষ হয়ত আমার , তাই বলে বারবার আমাকে কেন সেটা মনে করিয়ে দেওয়া ? আমি তো তোমার ই সন্তান , যা কিছু করব সব তো তোমাদের জন্যই . . . . . . বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার মন ভাল হয়ে গেল । বৃষ্টি আমি একসময় দু চোখে দেখতে পারতাম না , আর এখন বৃষ্টি ই আমার সবচেয়ে বেশী পছন্দ । জানি না , কেন ? বৃষ্টি হলেই হারিয়ে যেতে ইচ্ছা করে , ভিজতে ইচ্ছা করে । বৃষ্টি হলেই কান্না চলে আসে , সে কান্না কেউ বুঝতে পারে না , দেখে ও না । এরকম কান্নার মাঝে ও অন্য রকম ভাল লাগা থাকে । বাবা আমি দু : খিত । আমি হয়ত আর তোমাকে কখন ও এভাবে বলতে দেব না । আমার জন্য তোমাকে আর এভাবে মন খারাপ করে থাকতে হবে না । তোমরা আর কখনো অস্বস্তি তে থাকবে না আমার জন্য । আমাকে আর আত্নীয় স্বজনদের সামনে ছোট করতে দেব না , গালি ও দিতে হবেনা আমাকে অন্য কার ও সামনে , আমার আড়ালে । তোমাকে অনেক কষ্ট দিয়েছি বাবা , আর দেব না । আমি যাচ্ছি বাবা , হয়ত অনেক দূরে . . . . . . ফিরে আসব কিনা জানি না , তোমাকে খুব দেখতে ইচ্ছে হলে , দেখে যাব তোমাকে লুকিয়ে , তুমি বুঝতে ও পারবে না । টিক যেভাবে তুমি বোঝনা , তোমার এ অভিমানী ছেলেটা তোমাকে কতটা ভালবাসে । আশা করি আর বোঝা লাগবে না । জানি না কোথায় যাব , জানতে ও চাই না । আপাতত হাটতে থাকি । দেখি হাটতে হাটতে কই যাই . . . . . . . . . . . তুমি শুধু দোয়া করো । ও হ্যাঁ , বাবা তুমি কি জান তোমার ছেলে একজনকে পছন্দ করে . . . আ জানবে কিভাবে , তোমাকে তো বলার সুযোগ ই হয় নি । তুমি তো আমাকে শুধুই তোমার ছেলে ভাবতে , বন্ধুর মত তো কাছে আসতে চাও নি । তুমি কিভাবে বুজবে ? ? প্রথমে যে সুমনার কথা বললাম , ওকে আমি অনেক ভালবাসি . . অনেক . . . . জানি না ওকে পাব কি না , তবে যদি ওকে পাই , সর্বপ্রথম আশির্বাদ আমরা তোমার কাছ থেকেই নিব । ওকে ও আমি কিছু বলিনি , আমার চলে যাবার ব্যাপারে । বলব আর ও পরে , নাহলে ও আমাকে আটকে ধরে রাখবে , নাহলে ও আমার সাথে যেতে চাইবে । আমি দু : খিত । আই এম সরি বাবা । তোমাকে কখনো আমার কথা এভাবে বলিনাই , প্লিজ বাবা , চোখের পানি টা মুছে ফেল . . . . আমার জন্য এখন কান্না করে লাভ নেই , আমি তো তোমার মতই হইছি তাই না বাবা , তোমার মতই জেদী , আর অভিমানী . . . . কান্না করো না বাবা । আমার সুমনা আমাদের বাসার পাশেই থাকে । ও যদি আমাকে না পেয়ে বাসায় চলে আসে , প্লিজ বাবা তুমি ওকে ফিরিয়ে দিও না । আমার মত ওকে ও বের হয়ে যেতে বলো না । ও তোমার আর একটি মেয়ে । ওকে পারলে একটু দেখে রেখো । মেয়েটা খুব ভালো বাবা । তোমাদের কোন কষ্ট হতে দেবেনা । আমাকে যা দিতে পারো নি , সেই ভালোবাসা তুমি আমার ছোট ভাই , বোন আর সুমনাকে দিও । ওদের সাথে ওমন কোরো না । আর আমি তো আছি . . . তোমাদের আড়ালে , তোমাদের পিছনেই থাকব । আমাকে খুব মিস করলে আমার আর তোমার সেই ছবি টা দেখো , যেখানে আমি তোমার লুঙ্গিতে বসে আছি , আর তুমি আমাকে কাতুকুতু দিচ্ছিলে । আমি জানি আমার ওই ছবি টা তোমার অনেক প্রিয় , কখনো বলনি , কিন্তু আমি তো তোমার ছেলে , , আমি বুঝতে পারি । অনেক কথাই বললাম . . . . . . . . আর পারছি না বাবা , কান্না চলে আসতেছে । কান্না করা যাবে না , কান্না করলে জেদ থাকে না আমার । আমি কাদব না । আমি যাচ্ছি বাবা । কাল রাতে আমরা একসাথে ভাত খেয়েছিলাম । আমার আর তোমার অনেক সুখের স্মৃতিই আমার এখন সম্বল . . . . ভাল থেকো বাবা । পারলে অভিমানী টাকে মাপ করে দিও । ইতি . . . . . . . . . . তোমার . . . . ( কি নামে ডাকতে তুমি আমাকে , কোন নামই তো নাই আমার . . . আদর করে কি ডাকতে বাবা , আমি নিজেই ভুলে গেছি . . . . . . ) চিটিটা প্রান্তিক চলে যাবার আগে তার বাবাকে লিখেছিল . . . . . . . ওই দিন মেহেদীর সাথে ও তার দেখা হয় নাই . . . . টিউশনিতেও আর যাওয়া হয় নি । সুমনার কি হল তা কেউ জানে না । শুনেছি প্রান্তিক সুমনাকে নিয়ে গেছে . . . . বিয়ে করেছে কিনা জানি না । বাবার সাথে মাঝে মাঝে যোগাযোগ হয় ওর । বাবা ও বলে না বাসায় যাবার কথা , প্রান্তিক ও বলে না । আসলে ওরা দুজনই খুব জেদী আর অভিমানী . . . দুজনেই নি : শ্বব্দে কান্না করে , কেই কাউকে বুঝে না . . . . . . দুজনের ভালোবাসা কেউ ই বুঝল না
শাকসবজি উৎপাদনের জন্য জমি বা বাগানই একমাত্র স্থান নয় । শহরেও শাকসবজি উৎপাদনের প্রচুর সুযোগ রয়েছে । শাকসবজি উৎপাদনের জন্য একান্ত ই যদি একখণ্ড জমি না থাকে তাহলে বাসা - বাড়ির ছাদে বা বারান্দায় বড় বড় টবে , মাটির চাঁড়িতে , ড্রামে কিংবা একমুখ খোলা কাঠের বাক্সে সারমাটি ভরে অনায়াসেই শাকসবজি চাষ করা যায় । লেটুস পুষ্টিকর সালাদ জাতীয় সবজি , লেটুসে প্রচুর পরিমাণে ভিটামিন এ , বি ও সি আছে । কাজেই সুষম খাদ্যের জন্য এটা বেশ প্রয়োজনীয় । টবের মাটি : গাছের বৃদ্ধি এবং সবজি জাতীয় ফলনের জন্য মাটি অবশ্যই উর্বর , হালকা এবং ঝুরঝুরে হতে হবে । পানি শুকিয়ে গেলে টবের মাটিতে যেন ফেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে । টবের মাটি ঝুরঝুরা রাখতে হলে সমপরিমাণে দো - আঁশ মাটি ও জৈব সার একসাথে ভালভাবে মেশাতে হবে । এঁটেল মাটিতে জৈব সারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে । সাধারণভাবে প্রতি টবের মাটিতে চা চামচের চার চামচ টিএসপি সার ও ৫ / ৬ দিন আগে ভেজানো ১১৬ গ্রাম পরিমাণ সরিষার খৈল মেশানো যেতে পারে । সময় : ভাদ্র মাসের মাঝামাঝি থেকে অগ্রহায়ণের মাঝামাঝি পর্যন - অর্থাৎ সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বীজ থেকে চারা তৈরি করে টবে লাগাতে হবে । বীজ বা চারা : গামলা টবে বীজ বুনলে ৩ থেকে ৪ দিনে চারা গজায় । চারার ৪ / ৫টি পাতা গজালে টবে লাগাতে হয় । লেটুসের জন্য খুব বড় টবের প্রয়োজন হয় না । চারা রোপণ : পরন্ত বিকেলে চারা লাগাতে হয় । চারা রোপণের সময় চারার গোড়ার মাটি খুবই হালকাভাবে চেপে দিতে হয় যাতে চারার নরম শিকড় চাপে ছিঁড়ে না যায় । চারা লাগানোর পর ৩ থেকে ৪ দিন ঢাকনী দিয়ে চারাকে রোদ - বৃষ্টি থেকে রক্ষা করতে হবে এবং সকাল - বিকাল চারার গোড়ায় পানি দিতে হবে । প্রয়োজনে সেচ দিতে হবে এবং মাঝে মাঝে চারার গোড়ার মাটি হালকাভাবে আলগা করে দিতে হবে । রোগবালাই : গোড়া পচা , আগা পোড়া দেখা দিলে গাছ তুলে ফেলতে হবে । জাব পোকা লেটুসের খুব ক্ষতি করে । কীটনাশক স্প্রে করতে হবে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী । কীটনাশক ছিঁটানোর ৭ দিনের মধ্যে লেটুস খাওয়া যাবে না । পরিচর্যা : টবে চারা লাগানোর পরপরই অনেক সময় দেখা যায় চড়াই শালিক , বাবুই ইত্যাদি ছোট ছোট পাখি চারার কচি পাতা এবং ডগা খেয়ে ফেলে , অনেক ক্ষেত্রে চারা উপড়ে ফেলে । সেক্ষেত্রে দু ' চারটা ছিদ্রবিশিষ্ট পাতলা পলিথিন কাগজ বা লোহার নেট দিয়ে আলতোভাবে টবেটি ঢেকে রাখতে হবে । তাছাড়া শুকনো পাতা বা রোগাক্রান্ত অংশ ছেঁটে ফেলতে হবে । ফসল সংগ্রহ : চারা লাগনোর এক মাসের মধ্যেই লেটুস পাতা খাওয়ার উপযোগী হয় । এগ্রোবাংলা ডটকম
লালমনিরহাট , ১১ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : লালমনিরহাটের কালীগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে । রোববার রাতে উপজেলার কাশিরাম গ্রামে এ ঘটনা ঘটে । জানা গেছে , রোববার রাতে পারিবারিক বিরোধের জের ধরে ওই গ্রামের মৃত . . . . বিস্তারিত পড়ুন »
জানা যায় , শহরের নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে মিছিলপূর্ব প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপি ' র সাধারণ সম্পাদক ওয়াহাব আকন্দ , বিএনপি নেতা অধ্যাপক শফিকুল ইসলাম , অধ্যাপক শেখ আমজাত আলী , এডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল , রতন আকন্দ , মহিলা নেত্রী ফারহানা রহমান , যুবদল নেতা ফারুক খান , মোজাম্মেল হক টুকু , সাইফুল ইসলাম , কাজী আফতাব উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন । সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি এনামুল হক আকন্দ লিটন । সমাবেশে নেতৃবৃন্দ তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান । এরপর এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে প্রদক্ষিণ করে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এইউ / শাসি / ২১ . ৩১ ঘ . )
সকাল সাড়ে ছয়টার দিকে ইসলামী ছাত্র মজলিস নেতাকর্মীরা দলের মতিঝিলে সুরমা টাওয়ারে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয় । এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা নেজাম উদ্দিন , সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির , সম্মিলিত মাশায়েখ পরিষদের যুগ্মমহাসচিব ড . খলিকুর রহমান মাদানী , খেলাফত মজলিসের পল্টন থানার সভাপতি হাফেজ সামছুল আলম , জাতীয় ওলামা পরিষদের মহানগর সভাপতি দ্বীন মো . কাশেমি এবং মজলিসের কর্মী নজরুল ইসলাম ও সাইদুর রহমানসহ ১০ জনকে আটক করে । এ সময় পুলিশের সঙ্গে মজলিস নেতাকর্মীদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আজ রোববার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪টি ইউনিয়ন পরিষেদের নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে শেষ হয় । ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে , নির্বাচন চলাকালে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে ও মোটরযান ভেহিকেল আইনে ভ্রাম্যমান আদালতের ৫টি টিম ৬৪জনকে ২৩হাজার ১ ' শ টাকা জরিমানা করে ।
জানা গেছে , চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলাধীন জেহালা ইউনিয়নের রোয়াকুলি পূর্বপাড়ার মৃত মস্তব আলীর বড় ছেলে শওকত আলী ( ৩৬ ) তার দু ভাই ইয়াসিন , রশিদুলসহ অন্য দুজনকে সাথে নিয়ে সোমবার রাতে আখমাড়াইয়ের খোলায় নিজেদের আখমাড়াই করছিলেন । ফরিদপুর , গড়চাপড়া ও রোয়াকুলি গ্রাামের দোয়াড়পাড় গ্রামের মাঝমাঠে এ আখ মাড়াই খোলার অবস্থান । রাত সাড়ে ১২টার দিকে ৮ / ১০ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী আখের খোলায় প্রবেশ করে । তারা প্রথমে আখের রস খেয়ে খাতির জমায় । এরপর মাদারহুদার পথ দেখিয়ে দেয়ার নাম করে শওকতকে তুলে নিয়ে যায় তারা । ৩ সন্ত্রাসী আখের খোলায় থাকা বাড়ুইসহ অন্য ৩ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে । তারা প্রতিবাদ করতে গেলে সন্ত্রাসীরা বন্দুক তাক করে গুলি করার ভয় দেখায় । অপহরণের প্রায় আধাঘণ্টা পর অন্যদেরকে ছেড়ে দিয়ে সন্ত্রাসীরা চলে যায় । মুক্ত হওয়ার পর অপহৃত শওকতের ভাই ইয়াসিন , রশিদুল , প্রতিবেশী আরিফুল ও বাড়ুই আজিজুল হক গ্রামে ফিরে লোকজনকে বিষয়টি জানায় । গ্রামের লোকজন আশপাশ এলাকায় তল্লাশ চালিয়ে শওকতকে না পেয়ে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশে খবর দেয় । ফাঁড়ি ইনচার্জ এসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সাথে সাথে রোয়াকুলি গ্রামে যান । তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন । পরে , আলমডাঙ্গা থানার ওসি আহসান হাবীব পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে রোয়াকুলি গ্রামে অপহৃত শওকতের বাড়িতে আসেন এবং প্রত্যদর্শীদের কথা শোনেন । তিনি ঘটনাস্থলও পরিদর্শন করেন । শওকতের পরিবারের লোকজন জানায় , সোমবার পর্যন্তঅপহরণকারীদের প থেকে কোনো রকম মোবাইলফোন বা চিঠিপত্র তারা পায়নি । তারা আরো জানায় , ' শওকত গ্রামের খুব সরল - সোজা ও নিরীহ প্রকৃতির চাষি । সে বাড়ির মোবাইল নম্বরও বলতে পারে না । ' গ্রামের লোকজনও আতঙ্কিত হয়ে আছে । এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ওসি আহসান হাবীব পিপিএম জানান , শওকতকে উদ্ধারের জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে ।
নিজস্ব সংবাদদাতা , কেশবপুর , বাংলাদেশনিউজ২৪x৭ . কম ; ক্ষুদ্র্ঋণের টাকা পরিশোধ না করতে পারায় কেশবপুরে মহাজনী কায়দায় হতদরিদ্রের বাড়ির গরু ধরে নিয়ে গেছে জাগরনী চক্র নামের সংস্থা । ঘটনাটি ঘটেছে সোমবার কেশবপুরের সন্যাসগাছা গ্রামে । জানা গেছে , সন্যাসগাছা গ্রামের রাজমিস্ত্রি আব্দুল জলিলের স্ত্রী রুপিয়া বেগম পার্শ্ববর্তী চুকনগর বাজারে অবস্থিত জাগরনী চক্রের শাখা অফিস হতে ৩৪ হাজার টাকা ঋন নেয় । গত অক্টোম্বর মাসে তার ঋনের টাকা পরিশোধ করার কথা ছিল । কিন্তু অভাবজনিত কারনে রুপিয়া বেগম টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় । সোমবার সকালে উক্ত শাখার ম্যানেজার বাহারুল রুপিয়ার বাড়ি এসে প্রায় ৪০ হাজার টাকা দামের একটি গরু ধরে নিয়ে যায় । এ ব্যাপারে উক্ত ম্যানেজার বাহারুল জানান , রুপিয়ার পরিবার জায়গা জমি বিক্রি করে চলে যাবে এমন খবর পেয়ে তার গরু ধরে আনা হয়েছে । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / এমএ / এসএকে .
নিউজ বিএনএ ডটকম , ঢাকা , ১০ জুলাই : বার দলের ডাকা টানা ৩০ ঘণ্টার হরতালের প্রথম দিন রাজধানী সহ সারাদেশে ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে । হরতাল চলাকালে পুরনো পল্টনে পুলিশের সাথে হরতালকারীদের ব্যাপক সংঘর্ষ হয় । এই সময় পুলিশ সেখান শতাধীক কর্মীকে গ্রেফতার করে । পুলিশ জানায় , মোহাম্মদপুর থানা পুলিশ ইকবাল রোডের একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করেছে । পল্টন থানা পুলিশ ২৬ জন , কাফরুল থানা পুলিশ ৩ জন , উত্তরা থানা পুলিশ ৫ জন , পল্লবী থানা পুলিশ ২ জন , হাজারীবাগ থানা পুলিশ ১ জন এবং কোতোয়ালি থানা পুলিশ ৪ জনকে আটক করেছে । অপর দিকে হরতাল চলাকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ পুলিশসহ শতাধিক আহত হয়েছে । এ সময় হরতালকারীরা ৮ / ১০টি গাড়ি ভাঙচুর করে । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে । এছাড়া সংঘর্ষের সময় পুলিশের দু ' টি অস্ত্র লুট হয়েছে । পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে । সম্পাদনা : কামাল উদ্দিন খোকন ।
জুলাই / ১০তারিখে নওগাঁ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেন । অপহৃতা স্কুল ছাত্রী সোহাগী রাতোয়াল গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে । মামলার আরজিতে উল্লেখ করা হয় , ইতিপূর্বে আসামি আমিরুল ইসলাম আরিফ স্কুল ছাত্রী সোহাগীর বেশ জমি - জমা থাকায় তাকে বিয়ের প্রস্তাব দেয় । বিয়ের প্রস্তাবে রাজি না হলে গত ২২ এপ্রিল / ১০ইং তারিখে বেলা সোয়া ১ ' টার দিকে আসামি আরিফ ও তার সহযোগীরা স্কুল এলাকা থেকে সোহাগীকে অপহরণ করে নিয়ে যায ।
সূর্য , মোমিন মেহেদী , এবং আবু ওয়াফা মোঃ মুফতি পছন্দ করেছেন ।
মোহাম্মদ লোকমান বলেছেন : ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন । মহান আল্লাহর দরবারে ওনার আত্মার মাগফেরাত কামনা করছি ।
তাইই হবে । অন্য ইউটিলিটি দিয়ে স্ক্যান করলে কিছুই পাওয়া যায়না । আবার ঐ বেটা বলে ব্যাড সেক্টর ! ! : @
পোস্ট করা হয়েছে : মঙ্গল জুলাই ১২ , ২০১১ ২ : ৫৫ পূর্বাহ্ন
গ্রামীণফোন সুপার কাপ হাইলাইটস উপস্থাপনা করছেন সাদিয়া খন্দকার । পরিচালনায় পলাশ মাহবুব ।
দক্ষিণ নারান্দিয়া পশ্চিমপাড়ের আবু কালাম জানান , তার পিতার ৩৩০ শতাংশ জমি ও বসতবাড়ি নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে । তার ভাই আবুল বাসারের বসতবাড়িটিও এবছর ভেঙনের কবলে পড়েছে । তিনি জানান , গত ১৯৮২ সাল থেকে সাবেক দাউদকান্দি বর্তমানে তিতাস উপজেলার বিভিন্ন অংশের ভাঙন অব্যাহত রয়েছে ।
ঢাকা , ২৭ জুন ( শীর্ষ নিউজ ডেস্ক ) : লিবীয় নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত ( আইসিসি ) । চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে হামলার নির্দেশ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আদালত তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করে । হেগ ভিত্তিক এ আদালত একইসঙ্গে গাদ্দাফির শীর্ষ দুই সহযোগী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম ও দেশটির গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সানুসির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে । লিবিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ কেন্দ্রিক সহিংসতায় হাজার হাজার লোক নিহত হয় । আন্তর্জাতিক অপরাধ আদালতের ( আইসিসি ) প্রিজাইডিং জজ সানজি মোনাগেং বলেন , লিবিয়ায় বেসামরিক লোক নিহত হওয়ার ক্ষেত্রে গাদ্দাফি ও তার ছেলে যে জড়িত ছিল তার নির্ভরযোগ্য ভিত্তি রয়েছে । আইসিসি ' র প্রধান প্রসিকিউটর মরেনো ওকাম্পো চলতি বছরের মে মাসে গাদ্দাফির বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানার জন্য আবেদন জানান । তিনি বলেন , উল্লিখিত ৩ জনই বেসামরিক লোকদের ওপর ব্যাপক বিস্তৃত ও কৌশলগত হামলার জন্য দায়ী । ওকাম্পো বলেন , কর্নেল গাদ্দাফি ব্যক্তিগতভাবে লিবিয়ার নিরস্ত্র জনগণের ওপর হামলা চালানোর নির্দেশ দেন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে গ্রেফতার ও নির্যাতন চালিয়েছেন । আদালতের কাছে এর সব প্রমাণ রয়েছে বলে তিনি জানান । এর আগে লিবিয়া সরকার জানায় যে , তারা আইসিসিকে মানেন না এবং এই গ্রেফতারি পরোয়ানায় মোটেও উদ্বিগ্ন নন । এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের এ গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন , আদালতের এ পরোয়ানাই প্রমাণ করে যে , গাদ্দাফির ক্ষমতায় থাকার কোনো বৈধতা নেই এবং খুব শিগগিরই তার ক্ষমতা ছেড়ে যাওয়া উচিত । ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হেগ লিবিয়ার জনগণের প্রতি গাদ্দাফিকে ছেড়ে যাওয়ার আহবান জানান এবং গাদ্দাফির মানবতা বিরোধী অপরাধ বিবেচনায় নেয়ার আশ্বাস দেন । ( শীর্ষ নিউজ ডটকম / মাবি / এআইকে / ১৮ . ৫৭ঘ . )
সিরাজগঞ্জ সংবাদদাতা : জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে শহর আমীর আবদুস সামাদের সভাপতিত্বে দরগা রোডস্থ শহীদ আবুল কাশেম মোড়ে একে বিােভ সমাবেশ অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা জামায়াতের আমীর এ্যাড . আব্দুল লতিফ , বক্তৃতা করেন জেলা সেক্রেটারি মাওলানা শাহীনুর আলম , শ্রমিক নেতা আজাহার আলী , নাসিম উদ্দীন এডভোকেট , শিবির নেতা ইমরান তালুকদার ।
সৈয়্যদনা হযরত আমীরুল মু ' মিনীন খলীফাতুল মসীহ্ আল্ খামেস ( আই : ) ইস্লামাবাদ , টিলফোর্ড , ইউকে
আল্লাহর নিকট শাফায়াত গ্রহণ হওয়ার জন্য দু ' টি শর্ত রয়েছে -
৫ ) মুজার ষড়মজ : জন্ম ২৪ মার্চ ১৯৮৬ , মিউনিখ , জার্মানী । তিন বোন তিন ভাই । জন্মের তিন সপ্তাহ পর এক ভাই মারা যায় । নাম ব্রিজিট , মওনিকা , মার্টিনা , রবার্ট ও ম্যাথিয়াস ।
আখিরী রসূল , হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মি ' রাজ শরীফ হয়েছে ৩৩ থেকে ৩৪ বার । এক বার জিসমানী বাকি ৩৩ বার রূহানীভাবে হয়েছে । আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দুনিয়াবী হিসেবে ৫১তম বয়স মুবারক - এ ২৭ মাহে রজব রোববার দিবাগত রাত্রে অর্থাৎ সোমবার রাত্রে কা ' বা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ , সিদরাতুল মুনতাহা হয়ে আরশে মুয়াল্লায় আল্লাহ পাক উনার সাক্ষাৎ করে আবার যমীনে তাশরীফ আনেন । যা উম্মুল মু ' মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম , হযরত মুআবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুসহ বিশিষ্ট ৪৫ জন ছাহাবী বর্ণনা করেছেন ।
মমতাজউদ্দিন ভুঁইয়া - শান্তি কমিটির সদস্য - নান্দাইল থানা , ময়মনসিংহ
লালসালু বলেছেন : আমি সবসময় যথার্থ বলার চেষ্টা করি ।
চাই না হতে রাজার কুমার চাই না পেতে ধন সারাজীবন চাই যে পেতে শুধু তোমার মন . . . ছোট বন্ধু যে কথাটা বললে অসাধারণে না দিয়ে তো পারলাম না
DHLএরএজেন্ট EXPRESS ONE ৭২ঘন্টায় মালামালওডকুমেন্টসপাঠানোর জন্য আজই যোগাযোগ করুন ভাই ভাই টেলিকম . মামুন মেইন রোড় বসুরহাট .
নীলফামারী সংবাদদাতা ভিজিএফ কার্ড দেয়ার কথা বলে টাকা নিয়ে তা দিতে না পারায় নীলফামারীতে এক আওয়ামীলীগ নেতাকে ২ ঘণ্টা অবরুদ্ধ করে লাঞ্চিত করেছে দুঃস্থ লোকজন ।
অতিথি পাখি বিকট শব্দে চিৎকার করে বলল , ওই মিয়া মেরা উকুনলা দাড়ি কা ক্যেয়া হোগা ? আপ্নে জানেন বিয়ার কত সুবিধা ? ১ । কিলিন শেভ থাকতে পারুম ২ । মুজা ছাড়া জুতা পড়ন লাগত না ৩ । আমার বাইচ্চারা আপনেগো কাকা কাকা করব ৪ । শালী পামু ৫ । জামাই আদর পামু ৬ । বউয়ের লগে তার বান্ধবী ফিরি ৭ । কিং সাইজ খাট কিনুম ৮ । আপনেরা যখন তখন আমারে বিরক্ত করতারবেন না ।
শ্রীকৃষ্ণ আছিলো আরেক রসের নাগর । নিন্দুকেরা বলে যে , প্রভার ভিডিও বাইর করার পিছেও শ্রীকৃষ্ণের হাত আছে । শ্রীকৃষ্ণ দেখতে পাইলেন যে , দ্রৌপদীরে না বাঁচাইলে প্রভার আর প্রেস্টিজ থাকতেছে না । অতএব , তিনি দ্রৌপদীরে বাঁচাইতে গায়েবি জায়গা থেইকা দ্রৌপদীর গায়ে শাড়ি সাপ্লাই দিতে থাকলেন । দুঃশাসনে যতই টানে শাড়ি খালি আইতেই থাকে , শেষ আর হয় না ।
আগের অবসর ফোরামাই যে আইটেক বাংলা । আমি এসেছিলাম আমার বড় ভাই ইলিয়াছ দাদার মাধ্যমে ।
ঢাকা , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : সাক্ষী না আসায় আবারো পিছিয়েছে বহুল আলোচিত রমনার বটমূলে বোমা হামলার বিচার কাজ । ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক চমন বেগম আগামী ২ আগস্ট পুনরায় সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন । এর আগে ৩০ জুন একই কারণে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে যায় । সাক্ষী না আসার চক্রে বছরাধিককাল ধরেই মামলাটি আটকে আছে বলে আদালত সূত্রে জানা গেছে । উল্লেখ্য , ২০০১ সালের ১৪ এপ্রিল বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ওই বোমা হামলায় ১০ জন নিহত এবং অন্তত ১১ জন আহত ও পঙ্গু হন । এ ঘটনায় বাবুপুরা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ বাদী হয়ে হত্যা এবং বিস্ফোরকদ্রব্য আইনে পৃথক দু ' টি মামলা করে । ঘটনার প্রায় ৮ বছর পর ২০০৮ সালের ২৯ নভেম্বর মুফতি হ্ন্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ( সিআইডি ) । নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামির ( হুজি ) নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ নেতা - কর্মী এ দুই মামলার অভিযোগপত্রভুক্ত আসামি । অপর ১৩ আসামি হলেন - আরিফ হাসান সুমন , মাওলানা আকবর হোসেন , শাহাদাত উল্লা জুয়েল , মাওলানা আবু তাহের , মাওলানা আব্দুর রউফ , মাওলানা মো . তাজউদ্দিন , মাওলানা সাবি্বর , মাওলানা শওকাত ওসমান ওরফে শেখ ফরিদ , হাফিজ জাহাঙ্গীর আলম , মাওলানা আবু বকর , মুফতি শফিকুর রহমান , হাফেজ মাওলানা ইয়াহিয়া ও মুফতি আব্দুল হাই । আসামিদের মধ্যে মাওলানা আকবর হোসেন জামিনে আছেন । মুফতি হান্নান , আরিফ হাসান সুমন , শাহাদাত উল্লা জুয়েল , মাওলানা আবু তাহের ও মাওলানা আব্দুর রউফ কারাগারে আটক আছেন । বাকিরা এখনও পলাতক এদিকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনে নির্ধারিত ১৩৫ কার্যদিবসের মধ্যে বিচারকাজ নিষ্পত্তি করতে না পারায় মামলাটি গত বছরের ২৪ মে দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয় । ( শীর্ষ নিউজ ডটকম / পিসি / টিএইচ / এমএইচ / ১৩ : ২৪ঘ . )
রোববার সকালে হরতালের সমর্থনে কলাপাড়া শহরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটি মিছিল বের করে । এতে পুলিশ বাধা দিলে হরতাল সমর্থকদের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়া হলে ঘটনা ঘটে ।
সিলেট ২০ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : সিলেটে আন্তঃজেলা স্বর্ণচোর চক্রের নয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ । আজ সোমবার ভোররাতে নগরীর শাহী ঈদগার নয়ন জুয়েলার্সে চুরি করে পালানোর সময় নাইওরপুর এলাকা থেকে তাদেরকে . . . . বিস্তারিত পড়ুন »
১৯৮৪ এবং ' ৮৫ সালে আমি দুইবার ঢাকার আর্ট ইনসটিটিউটে ভর্তি পরীক্ষা দিয়া ফেল করছিলাম । ডিজাইন নিয়া একটা প্রশ্ন ভুল বোঝনে শেষের বার , আর কী কারণে জানি না আগের বার টিকতে পারি নাই । ( ভালোই হইছে ! ) ভর্তি হওনের লাইগ্যা অনেক দৌড়াদৌড়ি করছিলাম । . . মনে আছে কোনো আর্টিস্ট বড় ভাইয়ের লালবাগের বাসায় গেছিলাম খোকা ( মাহবুবুল ইসলাম ) বইলা আমার ছোট কালের এক বন্ধুর লগে । তারপরে রণবীর এক অনুজ আত্মীয়রে লইয়া ওনার বাসায়ও তদবির করছিলাম । কাজ হয় নাই । আল্লাহ আমারে অ্যামেচার আর্টিস্ট বানাইয়া রাখছেন ।
তিনি কইসেন ' যুদ্ধাপরাধীদের বিচার হলে যদি দেশের বিদ্যুত , পানি সমস্যার সমাধান হয়ে যায় তবে আমি ফাঁসিতে ঝুলতে রাজি আছি । ' অর্থাৎ তিনি স্বীকার করলেন তিনি যুদ্ধাপরাধী । এই কথায় আমরা কি বুঝলাম ? দেশে পানি , খাদ্য , গ্যাসের সমস্যা যতদিন থাকবো ততদিন যুদ্ধাপরাধীদের বিচার করা যাইপে না ? নাকি ? তাইলেতো অনেক কিছুই করন যাইবো না , গ্যাস বিদ্যুতের সমস্যা সমাধান হওয়ার আগ পর্যন্ত দেশের সব স্কুল কলেজ বন্ধ কইরা দেয়া হোক , সব হাসপাতাল বন্ধ কইরা দেয়া হোক , দেশে গ্যাস বিদ্যুতের সমস্যা - ছাগলের দল আসসে চিকিৎসা নিতে ; কতবড় সাহস ! ! লাত্থায়া সবাইরে হাসপাতাল থেইকা বাইর করা হোক ! গর্ভবতী মায়েদের থাপড়ায়া পেটের বাচ্চা বাইর করা হোক ! দেশে গ্যাস বিদ্যুতের সমস্যা এই টাইমে হারামজাদীরা প্রেগনেন্ট হইসে , কতবড় সাহস ! তেল গ্যাস সমস্যা সমাধান হওয়ার আগ পর্যন্ত সব আদালত বন্ধ রাখা হোক ! এত বড় সমস্যা থাকতে অন্য বিচার আবার কিরে গরুর দল ! কামরুজ্জামানের হাগামুতা বন্ধ কইরা দেওয়া হোক , দেশে গ্যাস বিদ্যুতের সমস্যা আর বেকুবের বাচ্চা প্রতিদিন বদনা নিয়া বাথরুমে দৌড়ায় ! দেশের এতবড় সমস্যা রাইখা সে বাথরুম করে ! কামরুজ্জামানের বিচি মাথায় উঠে গেসে ।
গত ২৩শে সোমবার বাদ মাগরিব ব্রাডফোর্ড জামেয়া খাতামুন্নাবিইয়িন মাদ্রাসা হলে জমিয়তে উলামা ব্রাডফোর্ড শাখা পুর্ণগঠনের উপলে জমিয়তে উলামা ইউকের সভাপতি মাওলানা শাহ মোহাম্মাদ আনাছ এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামিম আহমদের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয ।
এবার ঢাকা বোর্ডে পরীক্ষায় অংশ নেয়া ৩ লাখ ৫৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৫৪ হাজার ৩৬৮ জন উত্তীর্ণ হয় । এর মধ্যে ১ লাখ ২৯ হাজার ৯ জন ছাত্র এবং ১ লাখ ২৫ হাজার ৩৫৯ জন ছাত্রী ।
উন্মাতাল তারুণ্য লিখেছেন : @ রিং , তাহলে Spring Edition version 2 . 0 - এটার বাংলা কি হবে বলে আপনি মনে করছেন ?
লেখক বলেছেন : হ , গতকাল থেকে সামুতে খালি অপূর্ব - প্রভার বিয়ার পোস্ট আসতেছে
যশোর , ৩০ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : যশোর পৌরসভার ২০১১ - ১২ অর্থবছরের ৭২ কোটি ২৭ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে । আজ বৃহস্পতিবার পৌর কমিউনিটি সেন্টারে পৌরবাসী ও সাংবাদিকদের সামনে মেয়র মারুফুল ইসলাম এ বাজেট ঘোষণা করেন । জানা যায় , বাজেট ঘোষণাকালে মেয়র পৌরসভার উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির অঙ্গীকার করেন । বাজেটে ৭২ কোটি ২৭ লাখ টাকা ব্যয় দেখানো হলেও আয় দেখানো হয়েছে ৫৫ কোটি ৫২ লাখ টাকা । ঘাটতি রয়েছে ১৬ কোটি ৭৫ লাখ টাকা । যশোর শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর উন্নয়ন , পানির চাহিদা পূরণ , মশা নিধন , ড্রেন নির্মাণ , ময়লা - আবর্জনা পরিষ্কার , স্কুল মাঠের উন্নয়ন ও শহরের প্রবেশ মুখে গেট নির্মাণসহ বহুমুখী পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি । নবনির্বাচিত এ মেয়র বলেন , বিগত পরিষদের কাছ থেকে ১৬ কোটি ৯৬ লাখ ৫৬ হাজার ২৭৬ টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে দায়িত্ব নিয়েছি । এ সময় পৌর মেয়র ছাড়াও পৌর কাউন্সিলর , পৌরসভার নির্বাহি প্রকৌশলী ও সচিবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন । পৌর নাগরিক হিসেবে জমির আহমেদ টুন , একরামউদ্দৌলা , মিজানুর রহমান তোতা ও ফখরে আলম প্রমুখ বক্তব্য রাখেন । যশোর পৌরসভার ইতিহাসে এটাই সর্বোচ্চ বাজেট বলে জানা গেছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / ওআর / আরআর / ২০ . ০৮ ঘ . )
কথা : নাজিম মাহ্মুদ সুর : সংগ্রহ ( ওঠ হে ভারত লক্ষী ) জাগো হে বাংলার জনতা বলো মানুষ মানুষের জন্য ধর্ম বিভেদ বিষ জীর্ন করো পুন্য এ জীবন ধন্য স্বাপদে ভরা জনারন্য এ জঘন্য করো দূর আমাদের পাপ গন্য । । বলো হয়ো নাকো হিংসায় মত্ত বলো বলো সবে মানবতা সত্য পৃথিবীটাকে বদলে দাও নব এক শতক সমাগত । জ্ঞানের প্রদীপ আজ জ্বালো এই আমাদের বাংলাদেশে সৈনিক লও তুলে ঝান্ডা চেতানার এ নব উন্মেষে তোমারই আলোকে অবশেষে যাবে ভেসে যারা এখনও অন্ধ অচৈতন্য । । বলো হয়োনাকো . . . . শতক সমাগত । মৌলবাদের কোন ঠাঁই নাই এই আমাদের বাংলাদেশে সৈনিক লও তুলে ঝান্ডা চেতনার এ নব উন্মেষে তোমারই আলোকে অবশেষে যাবে ভেসে , যারা করেছে ধর্ম পূজি পণ্য । । বলো হয়োনাকো . . . শতক সমাগত ।
- এই ইউসুফ ভাই , এই সব কি , আপনি কি জন্য ৫ টাকা দিবেন , আপনি দিবেন ১০ টাকা । পাচ টাকা হবে না ।
মিন্টু বলেছেন : ভাই না গেলে বিশ্বাস করানো কঠিন , এতো চমৎকার জায়গা ।
চলতি বোরো মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় এবং বড় ধরণের কোনো প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি না হওয়ায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে । বলতে গেলে পুরো উপজেলায় দিগন্ত জুড়ে সোনালী ধানে ভরে গেছে । এখন পুরো ধমে চলছে বোরো ধান কাটা । নতুন এই সোনালী ধানের মৌ মৌ গন্ধে কৃষান - কিষানীর মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক । উপজেলার যেদিকে দু ' চোখ যায় , শুধু পাকা ধান আর পাকা ধান । বিপুল উৎসাহ উদ্দিপনা নিয়ে কৃষকরা পাকা ধান কেটে আনতে শুরু করেছেন বাড়ীতে । অন্যদিকে কৃষানীরা ওই পাকা ধান মাড়াই করে গোলায় ভর্তি করার কাজে ব্যস্ত । ইতিমধ্যে মতলব উত্তরের ৬০ ভাগ পাকা ধান কৃষকরা বাড়ীতে উঠাতে সক্ষম হয়েছে । উপজেলা কৃষি অফিসার সাইফুল আলম জানান , উপজেলায় এবার বোরো , হাইব্রিড ২ ' শ হেক্টর , উপশী ৯ হাজার ২ ' শ হেক্টর এবং স্থানীয় জাতের ধান ১ ' শ ৫০ হেক্টর , বিআর ১৬সহ বিভিন্ন প্রজাতির ধানের চাষ হয় । উক্ত জমিতে ৩৬ হাজার ১ ' শ ৩০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । তবে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক উৎপাদন হয়েছে এবার । তবে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন । কৃষি বিভাগ থেকে আরো বলা হয়েছে , এবার সার , বীজ , কীটনাশকসহ অন্যান্য উপকরণ সহজলভ্য হওয়ায় ধানের দাম কৃষকের অনুকুলে থাকায় বোরো আবাদের জমির পরিমাণ বৃদ্ধি পেয়েছে । উপজেলার ঠাকুরচর গ্রামের কৃষক আবুল হোসেন জানান , তিনি ৬ হেক্টর জমিতে ধান চাষ করেছেন । গত বোরো মৌসুমে তিনি ষাট হাজার টাকা খরচ করে এ জমি থেকে ৬ . ৪ টন ( ১ ' শ ৬০ ) মণ ধান ঘরে তুলেছেন । এবার ৫০ হাজার টাকা খরচ করে একই জমিতে ১ ' শ ৭০ মণ ধান গড়ে তুলেছেন । স্থানীয় বাজার মূল্যে এর দাম ১ লাখ ৩৫ হাজার টাকা । তার লাভ হয়েছে ৮৫ হাজার টাকা । লুুধুয়া গ্রামের কৃষক হান্নান পাটোয়ারী জানান , তিনি ৫ একর জমিতে ৮ ' শ মণ ধান পেয়েছেন । অন্যদিকে শিকিরচরের কৃষক শাহআলম জানান , শ্রমিক সঙ্কটের কারণে আমার ৭ একর জমির পাকা ধান কেটে বাড়ী আনতে পারছিনা । সকাল ৮ থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ ' শ টাকা দিয়েও ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না । আমি আতঙ্কে রয়েছে । তড়িৎ সময়ে এই পাকা ধান বাড়ীতে উঠাতে না পারলে কালবৈশাখী ঝড়ে কখন যেন আমার সর্বনাশ হয়ে যায় । - - - - - - - - - কামাল হোসেন খান , মতলব ( চাঁদপুর ) সংবাদদাতাঃ
Download XML • Download text