bpy-22
bpy-22
View options
Tags:
Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.
আগে কিছু প্রাইমারী প্রশিক্ষন দেয়ার পরই সুমন এর টাইটেল পরিবর্তন করা হবে : ) ) + D ।
লেখক বলেছেন : আছি গো জ্যাডা । আমি বাড়িতেই আছি . . . তয় দৌড়ের উপ্রে ! বাসার কাম , মায়ের বাগান , বউয়ের পিএ হিসেবে কাম , মেয়ের জন্য সময় . . . সব মিলায়ে বিজি . . . . তার উপ্রে ল্যাপি চেন্জ কইরা এপেল লইছি . . . সেই আরেক আকাম ! কামে যামু ২৩ তারিখে . . . দেখি এক্টু আরাম পাই কিনা ?
লিখেছেন : রাজ ০০২ ২২ জুলাই ( বৃহস্পতিবার ) , ২০১০ ৫ : ৪০ পুর্বাহ্ন
নিউজডেস্ক , বাংলাদেশনিউজ২৪x৭ . কম জলদস্যুদের হাতে অপহৃত বাংলাদেশি জাহাজ এবং জাহাজের নাবিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকারের সব ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে । সরকারের একটি দায়িত্বশীল সূত্র এ কথা জানিয়েছে । এ ব্যাপারে সোমালিয়া কর্তৃপক্ষের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সরকার নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে । গতকাল বেলা ১১টায় পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে , ' এমভি জাহান মণি ' জাহাজটি সোমালিয়া উপকূল থেকে এক হাজার নটিক্যাল মাইল পূর্বে অবস্থান করছিল । উপগ্রহের সহায়তায় জাহাজটির অবস্থান ও গতিবিধি তদারককারী সমুদ্র পরিবহন অধিদপ্তরের মুখ্য কর্মকর্তা ক্যাপ্টন হাবিবুর রহমান এ তথ্য জানান । জাহাজের মালিকপক্ষ সূত্রে জানা গেছে , জাহাজটি পুরোপুরি জলদস্যুদের কবজায় চলে গেছে বলে তারা মনে করছেন । এটি তাদের পক্ষে উদ্ধারে আপাতত কোনো সুযোগ নেই । বাংলাদেশ সময় গত রোববার বেলা তিনটার দিকে জলদস্যুরা এমভি জাহান মণি আক্রমণ করে । সোয়া তিনটার মধ্যে তারা জাহাজটির পূর্ণ দখল নেয় । এরপর তারা জাহাজের সব বেতার যোগাযোগ বন্ধ করে দেয় । আক্রান্ত হওয়ার পরপরই জাহাজের ক্যাপ্টেন ফরিদুল ইসলাম দুবাই - ভিত্তিক জলদস্যুতা তদারকি সংস্থা ইউকে এমওটিসহ সংশি ¬ ষ্ট কয়েকটি সংস্থাকে ঘটনার কথা জানান । জাহাজটিতে ২৬ জন বাংলাদেশি নাবিক আছেন । এর মধ্যে একজন কর্মকর্তা সপরিবারে ওই জাহাজে আছেন । জাহাজটির মালিক এস আর শিপিংয়ের চেয়ারম্যান মোঃ শাহজাহান বলেন , জাহাজটি ইন্দোনেশিয়া থেকে নিকেলের আকরিক নিয়ে গ্রিসে যাচ্ছিল । মাঝপথে মালদ্বীপ ও ভারতের লাক্ষা দ্বীপের মাঝামাঝি জায়গায় এটি জলদস্যু দ্বারা আক্রান্ত হয় । ' জাহাজের মালিকপক্ষ সূত্রে গতকাল জানা গেছে , ৪৩ হাজার মেট্রিক টন পণ্য পরিবহনে সক্ষম বিশালাকৃতির ওই জাহাজটির বর্তমান বাজারমূল্য ১০০ কোটি টাকারও বেশি । জলদস্যু আক্রান্ত হওয়ার সময় এটিতে ৪১ হাজার মেট্রিক টন পণ্য ছিল । জাহাজটি বাংলাদেশি মালিকের হলেও এটি আন্তর্জাতিক সমুদ্রপথে ভাড়ায় পরিচালিত হচ্ছিল । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / এসআরএস / এসএকে .
টিপ্পনী : সে জন্যই শেখের বেটি নির্বাচন আসলে মাথায় পর্দা লাগায় , হাতে তসবীর দানা টেপেন আর নির্বাচনের হাওয়া কেটে গেলে মাথাটা অর্ধ উলঙ্গ রাখতে পছন্দ করেন এবং তসবীর দানা দিয়ে হয়ত ষোলগুটি খেলেন । কারণ পরে আর দেখাই যায় না ।
করবী বলেছেন : বাপরে সবাই কিভাবে খাচ্ছে । আমারো মিষ্টি খেতে ইচ্ছা করছএ ।
ভোট দিয়েছেন ১৪ জন | পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে | ০ জনের ভাল লাগেনি
ডায়রী অথবা ব্লগের লেখার মতো হয়েছে । লেখাটা কিন্তু খারাপ হয়নি । একটু যত্ন নিলে অসাধারণ গল্প হতে পারতো । লেখার স্টাইল ভাল ইচ্ছে থাকলে ভাল লিখতে পারবে অবশ্যই . . . . . . . . . . . . . .
লেখক বলেছেন : কয় কি ! ! ! ! আমি তো তাইলে দেশে গিয়া দেখুম বন্ধু বান্ধব পোলার বিয়ার জন্য পাত্রি খুঁজতাছে ! ! ! ইয়া এলাহী মুখ তুলে চাও . . . . এই বছরের মধ্যে যেন শাদী করতে পারি ।
লেখক বলেছেন : গিলটিমিয়া কোন দলে গিট খাইছেন ?
অনেক অনেক ভাল একটা লেখা । মনে হরো প্রতিষ্ঠিত কোন লেখকের লেখা পড়লাম ।
ছোটমামা বলল , " তোর টাইগারের সাথে দেখা করে নে , ও তো চলে যাবে আজ | "
বান্দরবান প্রতিনিধি , বাংলাদেশনিউজ২৪x৭ . কম বান্দরবানে রাজভিলা ও রাজস্থলী সীমানার মাঝামাঝি এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি চাইনিজ ৯এমএম পিস্তল , ১টি ম্যাগাজিন ও একটি রিভলবারসহ ২৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে । বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টায় বান্দরবান সদর জোন কমান্ডার লে : কর্ণেল মো : মাহাবুবুর রশীদ নেতৃত্বে সেনা সদস্যরা বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় সন্ত্রাসীদের গোপন আস্তানায় । সেখান থেকে উদ্ধার করা হয় ওইসব অস্ত্র ও গোলা বারুদ । বান্দরবান সদর জোন কমান্ডার লে : কর্ণেল মো : মাহাবুবুর রশীদ সাংবাদিকদের জানান , বান্দরবান সদর উপজেলার রাজভিলা ইউনিয়ন এলাকার সীমানা ও রাঙ্গামাটি জেলার রাজস্থলি উপজেলা সীমানার মাঝখানে গহিন অরণ্যে সন্ত্রাসীদের অস্থায়ী গোপন আস্তানায় অভিযান চালিয়ে একটি চাইনিজ ৯এমএম পিস্তল , ১টি ম্যাগাজিন ও একটি রিভলবারসহ ২৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় । সন্ত্রাসীরা ওই জায়গায় থেকে ব্যবসায়ীদের কাছ থেকে কাঠ , বাঁশসহ বিভিন্ন মালামালের চাঁদা আদায় করার নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করে আসছে । সন্ত্রাসী গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানান । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / প্রতিনিধি / এসএ .
গাভী পালনের অন্যতম উদ্দেশ্য দুধ উত্পাদন । আর তার জন্য প্রয়োজন সুষম খাবার সরবরাহ , রোগাক্রান্ত হওয়ার সাথে সাথে যথাযথ চিকিত্সাসহ অন্যান্য দৈনন্দিন পরিচর্যা । তবে এর সাথে আরো কিছু সহজ বিষয়ের দিকে নজর দিলে দুধের উত্পাদন আশানুরূপ মাত্রায় বাড়ানো সম্ভব । দুধে আশি ভাগের বেশি পানি থাকে । বাকি ১২ . ৫ ভাগ ফ্যাট নয় এমন শক্ত পদার্থ যেমন - ভিটামিন , মিনারেল ইত্যাদি । অবশিষ্টাংশ ফ্যাট । এক লিটার দুধ উত্পাদনের জন্য গাভীর প্রায় চার লিটার পানির প্রয়োজন হয় । অথচ অধিকাংশ সময় গাভীকে পর্যাপ্ত পানি দেয়া হয় না । যেমন - রাতের বেলা পিপাসা লাগলেও গাভী পানি পান করতে পারে না । পর্যবেক্ষণে দেখা গেছে , গাভীকে পর্যাপ্ত বিশুদ্ধ পানি দিলে দুধের উত্পাদন প্রায় ২০ শতাংশ বেড়ে যায় । তাই গাভী যেন প্রয়োজনমত পানি পান করতে পারে সে জন্য চব্বিশ ঘণ্টা পানির পাত্রে পানি দিতে হবে । প্রচলিত ধারণা হচ্ছে গাভীকে বেশি খাবার দিলে দুধ উত্পাদন বেশি হবে । পর্যাপ্ত পরিমাণে সুষম , পুষ্টিকর খাবার গাভীর শারীরবৃত্তীয় কার্যক্রম পরিচালনার জন্য এবং দুধ উত্পাদনের জন্য অপরিহার্য কিন্তু অতিরিক্ত খাবার কখনোই নয় । বরং এতে হিতে বিপরীত হয় । খাবার হজমের জন্য পাকস্থলীর রাসায়নিক পরিবেশ হচ্ছে ক্ষারীয় । গাভী যত বেশি জাবর কাটবে খাবারের সাথে বেশি লালা মিশ্রিত হবে এতে খাবার বেশি হজম হবে । গাভী জাবর কাটার সময় না পেলে খাবার হজম হবে না । আর এ কারণে পুষ্টিও কম পাবে । আর পুষ্টি কম পেলে দুধ উত্পাদনও কমে আসবে । তাই খাবার হজমের জন্য গাভীকে কমপক্ষে আট ঘণ্টা জাবর কাটার সময় দিতে হবে । বিশেষ করে সন্ধ্যার পর আর কোনো খাবার দেয়া ঠিক হবে না । গাভীকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করতে হবে । প্রতি লিটার দুধে প্রায় ১ . ২ গ্রাম ক্যালসিয়াম থাকার কারণে দুগ্ধবতী গাভীর দুধ উত্পাদনের জন্য বেশি পরিমাণে ক্যালসিয়াম প্রয়োজন হয় । খাবারের সাথে ক্যালসিয়াম সরবরাহ না করলে গাভীর হাড় থেকে ক্যালসিয়াম ব্যবহার করে থাকে । এতে হাড়ে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে গাভী দুর্বল ও অসুস্থ হয়ে পড়ে । দুধ উত্পাদনও কমে যায় । উপরের বিষয়গুলোর দিকে নজর দিলে খরচ কমের পাশপাশি দুধ উত্পাদন বৃদ্ধি পাবে । খামারি লাভবান হবে । - - - - - - লেখক : ডা . হাসান মুহাম্মদ মিনহাজেআউয়াল , ঢাকা | শনি , ২ জুলাই ২০১১ , ১৮ আষাঢ় ১৪১৮
হবিগঞ্জ , ২৬ জুন : মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আদম খাঁ নিখোঁজ । গত রোববার রাত সাড়ে ৯টার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না । আদম খাঁ অপহরণ হয়েছে বলে আশংকা করছে পরিবার । আদম খাঁ ' র পরিবার থানায় গিয়ে অভিযোগ . . . বিস্তারিত »
টানেল এ পাথরের সাপোর্ট বা ভারবহন এ কখনও কখনও ব্যবহার করা হয় ।
( লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে ) ( লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে ) পার্ট ২ এর পাসওয়ার্ডঃ urgrove . com ( লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে ) পার্ট ৩ এর পাসওয়ার্ডঃ urgrove . com
প্রায় এক বছর পর । একদিন ছুটিতে ঢাকায় গেলে আমার এক বন্ধু বিকেল বেলায় আমাকে নিয়ে তার এক বন্ধুর বাসায় এলো একটি জরূরী কাজের কথা বলে , আমাকে অনেকটা জোর করেই নিয়ে আসলো । নন্দিতা ! এবার আর চিনতে কষ্ট হয় নি । বুঝতে পারলাম আমাকে ষড়যন্ত্র করেই আনা হয়েছে চমকে দেবার জন্য , আমিও চমকিত হলাম । আমার বন্ধুবরের বন্ধুর স্ত্রী নন্দিতা । কোনো একদিন কথা প্রসঙ্গে আমার বন্ধুর কাছ থেকে জানতে পেরেছে আমার কথা , অতএব আমাকে না জানতে দিয়ে আমাকে এখানে নিয়ে আসা । নন্দিতার স্বামী ভদ্রলোকটিকে আমার ভালোই লাগলো । চমৎকার করে কথা বলেন , প্রাণখোলা ধরনের । হাসি , ঠাট্টায় , গল্পে রাতের খাবারের সময় হলে নন্দিতা না খাইয়ে ছাড়তে চাইলো না । আমার বন্ধুর আবার ভোজন রসিক হিসেবে খুব নাম ডাক , তাই অনুরোধটা এড়ানো গেলো না ।
বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল আজিজুর রহমান গতকাল বিবিসিকে বলেছেন , ' বিএসএফ মাঠপর্যায়ের নিয়মনীতি ( গ্রাউন্ড রুল ) বারবার ভঙ্গ করছে । গ্রাউন্ড রুলে এ জাতীয় অনুপ্রবেশের ঘটনায় কোনো অবস্থায় গুলি ছোড়া যাবে না । কিন্তু বিএসএফকে কীভাবে বোঝানো যায় , আমি জানি না । এর আগে যতবার বিএসএফের সঙ্গে বৈঠক হয়েছে , তারা সব সময় বলেছে , এ ধরনের ঘটনা আর ঘটবে না । বছর খানেক আগে ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয় , এরপর আর গুলির ঘটনা ঘটবে না । কিন্তু ওই দিনই গুলি ছুড়েছে বিএসএফ । তারপরও বারবার গুলি ছুড়েছে । ' নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ মনে করছে , এসব হত্যাকাণ্ডে জড়িত বিএসএফের সদস্যদের বিচার হওয়া উচিত । তাদের এ মনোভাবের সঙ্গে একমত পোষণ করে মেজর জেনারেল আজিজুর রহমান বলেন , বিচার করা হলে বিএসএফ গুলি করার আগে অন্তত চিন্তা করবে । মানবাধিকার সংগঠনগুলোর পরিসংখ্যানে বলা হয়েছে , কেবল গত বছর ৭৪ জন বেসামরিক নাগরিক বিএসএফের হাতে নিহত হয়েছে ।
চাটিকিয়াং রুমান বলেছেন : হে হে হে হে । আইয়া পড়ছি । এসাইনমেন্টের কাজ করছিলাম এতক্ষণ । তাই দেরী হয়ে গেল । পার্টিতো ভালই জমতেছে ।
কিন্তু এর কারনটা জানা গেল অনুসন্ধানের পর । নতুন ছবিটাতে কাজ করবার আগে বন্ড ঢাকা এসে ঘুরে গিয়েছিল । ঢাকাতে দেখা হয়ে গেল এক পুংটার সাথে । হাই হ্যালোর পর পুংটা নাম জানতে চাইলে বন্ড তার স্বভাব সুলভ ভাষায় উত্তর দিল ,
তাৎক্ষনিক শেয়ারের সব খবর জানতে আপনার মোবাইল থেকে ব্রাউজ করুন http : / / www . bdstock . mobi । ওয়েব সাইটটি মোবাইল গ্রাহকদের জন্য বিশেষভাবে তৈরী । আপনি চাইলেই কম্পিউটার ব্যবহার করতে পারছেননা কিন্তু মোবাইল আপনার সাথেই থাকে । তাই যখন খুশি যেখানে খুশি জেনে নিন প্রয়োজনীয় সব শেয়ারের দাম । শেয়ারের সাধারন তথ্য , ইপিএস , পি / ই অনুপাত , ডিএসই সংবাদ , ডিএসই . . .
হুমমম , ভাল আছিরে ভাই । সকালে ভার্সিটিত পরীক্ষা দিয়া আসলাম । পরীক্ষা খুব ভালা হইছে । সময় কইরা আবার আড্ডা দিতে আইসেন । আর পরীক্ষা কেমন হইছে জানাইয়েন
সারারাত রোমন্থন শেষে বিদ্ধস্ত তদি শাওয়ার সেরে আবার বেরোয় রাস্তায় সকাল বেলা । ঘুরতে ঘুরতে তার অন্যান্য এজেন্টদের সাথে দেখা হয় তার । তারা তাকে নিয়ে যায় গলফ কোর্টে । তদী চীনাদের সাথে গলফ খেলতে থাকে । হঠাৎ শিউরে উঠে লক্ষ্য করে এক চীনা চিৎকার করছে , আতহুয়া . . . . আতহুয়া ! ! তদী আশে পাশে তাকিয়ে নিশ্চিত হয় কোথায় আছে সে । কে লাগাচ্ছে এই চীনাকে খোলা মাঠে ? ? সেই মেয়ের সারারাতের চিৎকারে মাথার কোষে কেবল বাড়ি খেতে থাকে , আতহুয়া . . . আতহুয়া ! ! পাশের এক বাঙ্গালীকে ডেকে জিজ্ঞাসা করে তদী , বস্ । এই আতহুয়া মানে টা কি ? বাঙ্গালী দাঁত বের করে বলে , ওহ্ । ইট মিনস্ , ইউ মিসড্ দ্যা হোল ( Hole ) ! !
আখউড়া , ১২ জুলাই : ত্রিপুরারাজ্যের আগরতলায় সকাল - সন্ধ্যা ধর্মঘটে বুধবার আখাউড়া স্থলবন্দরে দিয়ে আমদানী রফতানী বাণিজ্যসহ ভারতের সাথে সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে । এক সংঘর্ষের ঘটনায় রাজ্যের যুবকংগ্রেস জোট ও বামফ্রন্ট রাজ্য কমিটি বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২ ঘণ্টা পাল্টাপাল্টি ধর্মঘট ডাকায় স্থলবন্দরের কার্যক্রম . . . বিস্তারিত »
@ জুবায়ের , আর্জেন্টিনা জিতলে বাংলাদেশের ৭০ ভাগ মানুষ খুশী হতো । এটা মানতে পারলাম না । আপনার এই থিওরি টা ভুল ।
ভালোবাসা তাকে রাখতে পারেনি এতে আসে যায় কিছু ? রাতের আকাশ তারায় ভরেছে , নেই সে আমার কাছে ।
চবি , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৈনিক ইনকিলাবের রিপোর্টার ছিনতাইকারীর কবলে পড়েছেন । আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ক্যাম্পাসের বোটানিক্যাল গার্ডেন রাস্তার পুকুর পাড়ে এ ঘটনা ঘটে । এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল , মানিব্যাগসহ প্রায় ১৫ হাজার টাকার মূল্যমানের জিনিসপত্র ছিনিয়ে নেয় । জানা যায় , সে ও তার বন্ধু সকাল ১১টার দিকে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যান । এ সময় ২জন ছিনতাইকারী এসে তাদের কাছে মোবাইল ও টাকা পয়সা দাবি করেন । তারা দিতে সম্মত না হলে একপর্যায়ে ছিনতাইকারীরা তাদের গলায় অস্ত্র ঠেকিয়ে ৩টি মোবাইল , মানিব্যাগ , হাতঘড়িসহ প্রায় ১৫ হাজার টাকার মূল্যমানের জিনিসপত্র ছিনিয়ে নেয় । এ সময় তারা সেখানে দায়িত্বরত নিরাপত্তা প্রহরীদের সহায়তা চাইতে গেলে তাদের সেখানে পাওয়া যায়নি । ওই এলাকায় নিরাপত্তা প্রহরীদের থাকার কথা থাকলেও সেখানে তাদের কাউকে দেখা যায়নি । এদিকে দিনে - দুপুরে এ ধরণের ঘটনা ঘটায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্যাম্পাসের শিক্ষার্থীরা । তারা অভিযোগ করেন বারবার এধরনের ঘটনা ঘটলেও প্রশাসনের নির্লিপ্ততায় এর প্রতিকার হচ্ছে না । ছিনতাইয়ের কবলে পড়া সাংবাদিক সোহেল রানা বলেন , ' ক্যাম্পাসের ভিতরে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে । যদি নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করা হয় তাহলে শিক্ষার্থীদের বিপাকের মুখে প্রতিনিয়তই পড়তে হবে । ' এ ধরনের ঘটনায় নিরাপত্তা প্রহরীদের হাত থাকতে পারে বলেও অভিযোগ করেন তিনি । এ ঘটনায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো : মিজানুর রহমান বলেন , আমরা ছিনতাইকারীদের ধরার ব্যবস্থা নিচ্ছি । আশা করি ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হবে । নিরাপত্তা দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো . বজল হক বলেন , আমি ঘটনাটি শোনার পর সুপারভাইজারসহ বেশ কয়েকজন প্রহরী ঘটনাস্থলে পাঠিয়েছি । আমরা ঘটনাটি খতিয়ে দেখে মালামালগুলো উদ্ধারের চেষ্টা করছি । এ ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রক্টর বলেন , বিশ্ববিদ্যালয়ের ভেতর এ ধরনের ঘটনা আমাদের জন্য খুবই অপমানজনক । বিভিন্ন জায়গায় প্রহরী দিয়েও এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করা যাচ্ছে না । আমরা ব্যাপারটা খতিয়ে দেখব । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এমএইচ / ১৭ . ১৫ঘ . )
ঢাকা , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : সড়ক দুর্ঘটনায় আহত বিজিবি সদস্য সিপাহী আবুল বাসার ( ১৬ ) রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ ) চিকিৎসারত অবস্থায় মারা গেছেন । আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান । সূত্র জানায় , সিপাহী আবুল বাসার পিলখানায় ২৪ নম্বর ব্যাটালিয়নে চাকরিরত ছিলেন । গত ৭ জুলাই তিনি ছুটি নিয়ে শ্বশুড়বাড়ি চট্টগ্রামে যান । চট্টগ্রামের মিরসরাইয়ে একটি সিএনজি করে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় তিনি সস্ত্রীক আহত হন । আহত অবস্থায় প্রথমে তাকে ফেনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । অবস্থা খারাপ দেখে তাকে পরবর্তীতে পিলখানা মেডিকেলে নিয়ে আসা হয় । এরপর অবস্থা আরও খারাপ হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হলে আজ সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । এ ব্যাপারে যোগাযোগ করা হলে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ শীর্ষ নিউজ ডটকমকে জানান , ঘটনাটি চট্টগ্রামের মিরসরাইয়ে ঘটেছে । এ বিষয়ে তিনি অবগত হলেও তার থানা এ বিষয়ে সংশ্লিষ্ট নয় । ( শীর্ষ নিউজ ডটকম / এএমএন / এএ / এম / এআইকে / ২০ . ২০ ঘ . )
By মোঃ শাহজালাল পঞ্চগড় দেখা হয়েছে : ০ বার অপরাধ
পরিবেশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে চারিদিকে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি । জুন , জুলাই ও আগস্ট মাস গাছ লাগানোর উপযুক্ত সময় । তাই সঠিক স্থানে সঠিক চারা রোপনের সময় এখনই । জেলা ও উপজেলা বৃক্ষমেলা কিংবা নার্সারি থেকে চারা সংগ্রহ করা যায় । সুস্থ , সবল , মধ্যমাকৃতির , পরবর্তী বংশধরদের কথা চিন্তা করে ফলজ ও ঔষধি গাছের চারা লাগানোর প্রতি বেশি নজর দেয়া উচিত । এতে ফল , ঔষধ এবং কাঠ সবই পাওয়া যায় । বন্যামুক্ত , আলোবাতাস চলাচল করতে পারে এবং সূর্যালোক পড়ে এমন জায়গায় চারা রোপণ করা উচিত । দো - আঁশ , বেলে দো - আঁশ , এঁটেল দো - আঁশ , উর্বর , নিষ্কাশনযোগ্য ও উঁচু স্থানে চারা রোপণ করা উত্তম । কোথায় কোন চারা রোপণ করা উচিত তা জেনে নেই । বিভিন্ন প্রতিষ্ঠানে : যেমন - মসজিদ , মন্দির , গীর্জা , স্কুল - কলেজ , অফিস - আদালত , মাদ্রাসা , বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে ও আশেপাশে শোভাবর্ধনকারী এবং ছায়া দানকারী গাছ যেমন , দেবদারু , নারিকেল , সুপারি , তাল , খেজুর , নিম , পাম , ঝাউ , কৃষ্ণচূড়া , আম , কাঁঠাল , লিচু গাছ রোপণ করতে পারেন । বসতবাড়ির দক্ষিণ পার্শ্বে : রোদ ও আলোর জন্য ছোট এবং কম ঝোপালো গাছ লাগাতে হবে । সুপারি , নারিকেল , নিম , দেবদারু , পেঁপে , পেয়ারা , লেবু , জাম্বুরা , ডালিম , মেহেদী , গাছ লাগানো যেতে পারে । বসতবাড়ির পূর্ব - পশ্চিমে : মাঝারি উঁচু এবং মাঝারি ঝোপালো গাছ লাগাতে হবে । এতে সকাল - সন্ধ্যায় বাড়ির আঙ্গিনায় আলো থাকবে । বাউকুল , আপেলকুল , সফেদা , আম্রপালি , লিচু , খেজুর , ডালিম , কলা , আতা , বেল , পেয়ারাসহ বিভিন্ন গাছ । বসতবাড়ির উত্তরে : বসতবাড়ির উত্তরপাশে বড় ও উঁচু গাছপালা থাকলে ঝড় - তুফান প্রতিরোধ হয় । এখানে আম , কাঁঠাল , জাম , কামরাঙ্গা , মেহগনি , শিশু , সেগুন , হরিতকি , আকাশমণি , বাঁশ , ইত্যাদি গাছ রোপণ করা যায় । পতিত জমিতে : সব ধরনের গাছ যেমন - আম , কাঁঠাল , জাম , কামরাঙ্গা , মেহগনি , শিশু , সেগুন , হরিতকি , আকাশমণি , দেবদারু , নারিকেল , সুপারি , খেজুর , নিম , পাম , ঝাউ , কৃষ্ণচূড়া , বাঁশ ইত্যাদি । হাট - বাজারে : ছায়দানকারী গাছ রোপণ করা উচিত । আম , কাঁঠাল , জাম , সেগুন , দেবদারু , সুপারি , খেজুর , নিম , পাম , কৃষ্ণচূড়া , বটগাছ রোপণ করা উচিত । রাস্তার পাশে : উঁচু , ও ডালপালা ছাঁটাই করা যায় এমন গাছ রোপণ করা দরকার । মেহগনি , শিশু , সেগুন , হরিতকি , আকাশমণি , দেবদারু , নারিকেল , সুপারি , খেজুর , নিম , পাম , ঝাউ , কৃষ্ণচূড়া , বাবলা , ইপিল ইপিল , শিমুল ইত্যাদি গাছ রোপণ করা যায় । গাঁয়ের পথের দু ' ধারে বা ফিডার রোডের পাশে শিশু , নিম , দেবদারু , চম্পা , ইপিল ইপিল , পাইন্যাগোলা বা লুকলুকি , মান্দার , পালিত মাদার , পানিয়া মাদার , বাবলা , খয়ের , বকফুল , তাল , খেজুর ইত্যাদি লাগানো যেতে পারে । বড় রাস্তা বা মহাসড়কের পাশে কৃষচূড়া , কনকচূড়া , রেইনট্রি , গগন শিরীষ , রাজকড়ই , শিলকড়ই , শিশু , মেহগনি , অর্জুন , দেবদারু , সোনালু , নিম , নাগেশ্বর , আকাশমণি , বকুল , পলাশ , তেলসুর , ঝাউ , বটল পাম প্রভৃতি গাছ লাগানো যায় । রেল লাইনের পাশে : মেহগনি , শিশু , সেগুন , আকাশমণি , দেবদারু , নারিকেল , সুপারি , খেজুর , নিম , পাম , শিমুল ইত্যাদি গাছ রোপণ করা যায় । বাঁধের ধারে : শেকড় শক্ত এবং বিস্তৃত এমন গাছ যেমন বট , আমড়া , বাঁশ , মেহগনি , শিশু , সেগুন , আকাশমণি , দেবদারু , নারিকেল , সুপারি , খেজুর ইত্যাদি গাছ রোপণ করা দরকার । জমির আইলে : যেসব গাছের শেকড় কম বিস্তৃত কম ছায়াদানকারী , ডালপালা ছাঁটাই করা যায় যেমন - মেহগনি , দেবদারু ইত্যাদি গাছ রোপণ করতে হবে । আজকাল জমির ভেতরেও গাছ লাগানো হচ্ছে । এ ক্ষেত্রে অনেকেই ইউক্যালিপটাসকে বেছে নিয়েছেন । ফসলের ক্ষেতে দূরে দূরে অল্প কিছু এরূপ গাছ লাগানো যেতে পারে । বরেন্দ্র এলাকায় এখন ধানের জমিতে মাটির ঢিবি তৈরি করে সেখানে ব্যাপক হারে আমগাছ লাগানো হচ্ছে । এমনকি জমির আইলেও অনেক গাছ লাগানো হয় । অনেক জায়গায় আইলে তালগাছ লাগিয়ে বাড়তি লাভ পাওয়া গেছে । তাল ছাড়া খেজুর , সুপারি , বাবলা , বকাইন , জিগা , কড়ই , ইউক্যালিপটাস , পালিত মাদার ইত্যাদি গাছ লাগানো যেতে পারে । নিচু জমিতে : জলাবদ্ধতা সহ্য করতে পারে এমন গাছ রোপণ করা দরকার । পিটালি , বেত , মূর্তা , বাঁশ , মান্দার , জারুল , হিজল , কদম ইত্যাদি গাছ নিচু জমিতে রোপণ করা যেতে পারে । পুকুর পাড়ে : মাটি ভাঙ্গে না এবং শোভাবর্ধন করে যেমন সুপারি , নারিকেল , নিম , দেবদারু , পেঁপে , পেয়ারা , লেবু , ডালিম ইত্যাদি গাছ লাগানো যায় । নদীর ধারে : পানি সহিষ্ণু , শক্ত মজবুত ও বড় হয় এমন গাছ রোপণ করা উচিত । যেমন - শিমুল , ছাতিম , পিটালি , বেত , বাঁশ , মূর্তা , মান্দার , জারুল , হিজল , কদম ইত্যাদি । বিলে লাগানোর গাছ : বিল এলাকা যেখানে বছরে দু - তিন মাস পানি জমে থাকে সেখানে হিজল , করচ , বিয়াস , পিটালী , জারুল , মান্দার , বরুণ , পলাশ , কদম , চালতা , পুতিজাম , ঢেপাজাম , রয়না বা পিতরাজ , অর্জুন ইত্যাদি গাছ লাগানো যায় । চরে লাগানোর গাছ : উপকূলীয় অঞ্চলে নতুন জেগে ওঠা চরে কেওড়া , বাইন , কাঁকড়া , গরান , গোলপাতা গাছ লাগানো যায় । তবে উপকূলে যেসব চর একটু উঁচু ও স্বাভাবিক জোয়ারের পানি ওঠে না সেসব চরে বাবলা , ঝাউ , সনবলই , সাদা কড়ই , কালো কড়ই , জারুল , রেইনট্রি ইত্যাদি লাগানো যায় । উপকূল ছাড়া অন্যান্য অঞ্চলে নদীর বুকে জেগে ওঠা চরে ঝাউ , লোনাঝাউ , পিটালী , করচ , পানিবিয়াস লাগানো যেতে পারে । উপকূলীয় অঞ্চলে : লবণাক্ততা সহ্য করতে পারে , হালকা পাতাবিশিষ্ট গাছ যেমন - সুন্দরী , ছৈলা , গরান , গেওয়া , গোলপাতা , মান্দার , কড়াই , বাবলা , নারিকেল ইত্যাদি গাছ রোপণ করা উচিত । সারকথা : যেমন জায়গা তেমন গাছ তো হলো । কিন্তু গাছ নির্বাচন করলেই তো সব হয় না । সেগুলো লাগানোর ক্ষেত্রে আরো কিছু বিষয় বিবেচনায় রেখে লাগানো দরকার । লাগানোর আগে ভবিষ্যতের কথাও ভাবতে হবে । যেমনন্ধ রাস্তার ধারে যতই বলা হোক চম্বল বা গগন শিরীষ ও ইউক্যালিপটাস লাগাতে , যদি সে রাস্তার পাশ দিয়ে বিদ্যুতের তার যায় তাহলে সেখানে তা লাগানো যাবে না । ফসলি জমিকে বেশি ছায়া দিতে পারে এমন গাছ না লাগানো উচিত । পুকুরপাড়ে পাতা ঝরা বৃক্ষ যেমন কাঠবাদাম , শিমুল , মান্দার গাছ লাগানো যাবে না । কাঠগাছের বাগান করলে বেশ কয়েক রকমের গাছ লাগিয়ে মিশ্রভাবে করা ভালো । গাছ বড় না হওয়া পর্যন্ত প্রথম দু ' বছর গাছের সারির ফাঁকে ফাঁকে বিভিন্ন ফসল চাষ করা যেতে পারে । এ ক্ষেত্রে তিল , সরিষা , হলুদ , মুগ ও মাষকলাইয়ের চাষ করা যায় । এর পর থেকে কিছু গাছ কেটে পাতলা করে দিতে হবে এবং বেয়াড়া ডালপালা ছেঁটে গাছকে সোজা ও লম্বাভাবে বাড়তে দিতে হবে । এতে গাছের লগ ভালো হয় , কাঠমূল্য বাড়ে । কাঠের গাছ নির্দিষ্ট বয়সে এলে তাতে সার হয় , কাঠের দাম কয়েক গুণ বাড়ে । তাই বয়স অনুযায়ী সার বানিয়ে গাছ কাটতে হবে , অল্প বয়সী গাছ অযথা কাটা ঠিক নয় । এসব নিয়ম মেনে গাছ লাগালে বেশি লাভ হবে ।
হাসির জিনিষ হাসির বক্সে যাবে না তো কোথায় যাবে ? তাহলে কোডার ভাইদেরকে অনুরোধ করলাম সেখানে সরানোর জন্য ।
চট্রগ্রাম প্রতিনিধি , ১২ জূলাই ( বিডিন্যাশনাল নিউজ ডটকম ) : - চট্রগ্রামের মিরসরাইয়ে ৭০ থেকে ৮০ জন স্কুল ছাত্রবাহী ট্রাক খালে পড়ে ব্যাপক প্রাণহানী ও হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরীর নেতৃবৃন্দ । শিবিরের প্রচার সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক
বরিশাল , ৮ জুলাই : পুলিশ পিটিয়ে হাতকড়াসহ আসামী ছিনিয়ে নেয়ার মামলায় বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো . আফসার উদ্দিন হাওলাদার এবং মেমানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল ইসলাম মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ ।
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে যুক্তরাজ্যের চালকবিহীন রিপার এয়ারক্র্যাফট থেকে চালানো হামলায় বেসামরিক . . .
বক বললে , ' আরে ভাই , সে কথা বলে কি হবে ? আমার যা হবার তা হয়েছে । '
হরিমোহন মুখ বাঁকাইয়া চলিয়া গেলেন । শচীশকে তাঁর মেসে গিয়া বলিলেন , চল্ ।
তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে । চরণে দলিত হয়ে ধূলায় সে যায় বয়ে - সেই নিম্নে নেমে এসো , নহিলে নাহি রে পরিত্রাণ । অপমানে হতে হবে আজি তোরে সবার সমান ।
Bm D Bm D ফেরারী এ মনটা আমার , A G মানে না কোন বাঁধা , Bm D Em C তোমাকে পাওয়ারই আশায় , A F # Bm ফিরে আসে বারে বার । Bm D Em C কখনও ভাবিনি আমি , A F # Bm ব্যথা দিয়ে তুমি চলে যাবে কি জানি কি ভুল ছিল আমার , আমাকে কেন গেলে কাঁদিয়ে । Em C A F # Bm তাই আমি ফিরে আসি বারে বার । যে পথে হারিয়েছি তোমায় , সেই পথে খুঁজে আমি যাবো অভিমান করে থেকো না , অপবাদ দিয়ে যেও না । তাই আমি ফিরে আসি বারে বার ।
নারী নির্যাতনের হার উদ্বেগজনক হারে বাড়ি গেছে এর লাগি উদ্বিগ্ন হয়ে পড়েছে সুশীল সমাজ । দেশের নারীনেত্রী ও মহিলা আইনজীবীরা সম্প্রতি নারী নির্যাতনের কারণ হিসেবে যুবসমাজের অর্থনৈতিক অসচ্ছলতা , কর্মসংস্থানের অভাব , অপসংস্কৃতির প্রভাব , নারী নির্যাতন মামলার বিলম্বিত অভিযোগপত্র দাখিল ও বিচার নিষ্পন্নে সময়ক্ষেপণকে দায়ী করছইন । আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ কইছন , নারী নির্যাতন দমন , প্রতিকার ও প্রতিরোধের জন্য কেবিনেটে গৃহ নির্যাতন দমনে কঠোর আইন প্রণয়নের জন্য ইতোমধ্যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া অইছে বলিয়া জানাইছইন । বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান্র খইছইন , পরিবারগুলোকে নারীর ব্যাপারে আরো সচেতন অইতো অইবো ।
মোহাম্মদ মুহিবুল্লাহ এবং আব্দুর রাজ্জাক খান । পছন্দ করেছেন ।
লক্ষ্মীপুর , ১০ জুলাই : রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারের মশলা পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।
পরিবেশ বান্ধব হতে হবে যেন এর ব্যাবহার এ পরিবেশ এর কোনও ক্ষতি না হয়
আবার অন্যভাবে নেবেন না যেন , জাস্ট আমার অনুভুতিটা জানালাম ।
হাইমচর উপজেলায় গত ২ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৬ ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে আ ' লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থীরা পরাজিত হন । নির্বাচনে পরাজয় মেনে না নিয়ে ১টি ইউনিয়নের ফলাফল বন্ধ ও ৩টি ইউনিয়নের ভোট পুনঃগণনার জন্য হাইকোটে রিট আবেদন করেন । রিট আবেদনের প্রেক্ষিতে ভোট পুনঃগণনা হলে জয়ী হওয়ার সম্ভাবনা না থাকায় উপজেলায় রক্ষিত ব্যালট পেপারের প্যাকেট খুলে বিজয়ীদের ব্যালট সরিয়ে ফেলার কৌশল জানতে পেরে নব - নির্বাচিত চেয়ারম্যানদের শতশত সমর্থক গত সোম ও মঙ্গলবার ২ রাত উপজেলা কমপ্লেক্স রাত জেগে পাহারা দিয়েছে । এ নিয়ে এলাকা জনগণের মাঝে নানা মুখরোচক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে । জানা যায় , নির্বাচন সংক্রান্ত মাননীয় হাইকোটের মামলা ও সুপ্রিম কোর্টে আপিল আবেদনসহ দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত ২ জুন অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৬টি ইউনিয়নের বহু কাক্সিক্ষত ইউপি নির্বাচন । নির্বাচনে ৬ ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে আ ' লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থীরা পরাজিত হন । নির্বাচনে পরাজয় মেনে না নিয়ে ৪নং নীলকমল ইউনিয়নের ফলাফল ঘোষণা বন্ধ করে দেন আ ' লীগ নেতারা । রিটার্নিং অফিসার আরাফাত উদ্দিনকে গভীর রাতে কোয়ার্টারের দরজা ভেঙ্গে থানায় এনে ৪ দিন পর বিজয়ী চেয়ারম্যান রতন হাজী ও উপজেলা আ ' লীগ সহ - সভাপতি আমিনুল হক বাবুল সরকারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করান । মামলার পর বিজয়ী হওয়ার সম্ভবনা না দেখে পরাজিত প্রার্থী নাছির সরদার ১নং গাজীপুর ইউনিয়নের পরাজিত প্রার্থী হাবিবুর রহমান গাজী ও ৫নং হাইমচর ইউনিয়নের পরাজিত প্রার্থী শাহাদাৎ সরকার পৃথক প্রথকভাবে মহামান্য হাইকোটে রিট পিটিশন দায়ের করেন । গত ১৪ তারিখ হাইকোটে বিচারপতি এ এইচ এম শামছুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে এ বিষয়ে আবেদনের প্রেক্ষিত শুনানি অনুষ্ঠিত হয় । মাননীয় হাইকোট ভোট পুনঃ গণনার জন্য ৩ সপ্তাহের রুল জারি করেন । হাইকোটের রায়ের প্রেক্ষিতে ভোট পুনঃগণনা হলে বিজয়ী হওয়ার সম্ভাবনা না থাকায় উপজেলা রক্ষিত ব্যালট পেপারের প্যাকেট খুলে বিজয়ীদের ভোট সরিয়ে ফেলার একটি সংবাদ হাইমচরে প্রচার হলে গত সোমবার ও মঙ্গলবার ২ রাত নব - নির্বাচিত চেয়ারম্যানদের সমর্থকরা সারা রাত জেগে উপজেলা কমপ্লেক্সে পাহারা দিয়েছে । একজন শীর্ষ জনপ্রতিনিধির গাড়ি রাত ১২ . ৩০টায় উপজেলা কমপ্লেক্সে প্রবেশ করে আবার জনতার উপস্থিতির আভাস পেয়ে ফিরে যাওয়ার ঘটনায় ব্যালট পেপারের ঘটনাটি পাহারাদারদের নিকট সত্য বলে প্রতীয়মান হয় । অবশেষে বুধবার উপজেলা হতে সরকারি ভাবে জেলা নির্বাচন অফিসে ব্যালট পেপারের সীলগালা প্যাকেট গুলো পুলিশি নিরাপত্তার মাধ্যমে নিয়ে যাওয়ায় জনতার মাঝে স্বস্তি ফিরে এসেছে । এ বিষয়টি মূুুুুুুুুুহুর্তের মধ্যে হাইমচরে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ এমকি আ ' লীগ নেতা কর্মীদের মাঝে চরম সমালোচনার ঝড় উঠেছে ।
By মোঃ মনির হোসেন বাবুগঞ্জ , বরিশাল । দেখা হয়েছে : ০ বার সুশাসন
প্রজন্ম ফোরাম » সাহিত্য - সংস্কৃতি » ছড়া - কবিতা » ক্ষমা
সেরা গীতিকার : নিরাঞ্জন ইয়েঙ্গার ( সাজদা - মাই নেম ইজ খান )
: . গৃহ হারা বলেছেন : আমি আমি রাস্তায় থাকি বলে কি আমাকে উৎসর্গ করলেন না ! ঠিক আছে কষ্ট পাই নাই ! ! তবে ,
ইতিহাসের মাহেন্দ্রড়্গণে দাবি সর্বস্তরে বাংলা ভাষা চাই আঙ্গুর নাহার মন্টি : ২০১০ সাল । ২১ ফেব্রুয়ারি । বিকাল ৩ টা ২০ মিনিট । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে ( ঐতিহাসিক আমতলা ) ছাত্রসহ হাজার হাজার মানুষের ঢল । ইতিহাসের কাছে যাওয়ার ডাকে সাড়া দিয়ে ৩ দিক থেকে সমবেত
হাসান - উল - আজিজ , লালমনিরহাট , ২৬ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : লালমনিরহাটের ছিটমহল দহগ্রাম - আঙ্গপোতার ২৩ হাজার জনগোষ্ঠীর চলাচলের একমাত্র পথ তিনবিঘা করিডোরের দরজা খুলে দেয়ার ১৯ বছর পূর্ণ হলো আজ রোববার । ওই করিডোর দিয়ে দিনের বেলা চলাচলের . . . . বিস্তারিত পড়ুন »
ঢাকা , ১১ জুলাই : বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলায় হাইকোর্টের একটি বেঞ্চে আগাম জামিন আবেদন করেছেন তার আইনজীবীরা । সোমবার হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আগাম জামিন আবেদন করা হয় ।
ডাউনলোড করুন সমরেশ মজুমদারের বই । > > সোহেল ও রানা
উদয়াদিত্য পিতার কাছে মার্জনা ভিক্ষা করিলেন । মাতাকে লিখিলেন , " মা , আমাকে গর্ভে ধরিয়া তুমি কখনো সুখী হইতে পার নাই । এইবার নিশ্চিন্ত হও মা - - আমি দাদামহাশয়ের কাছে যাইতেছি , সেখানে আমি সুখে থাকিব , স্নেহে থাকিব , তোমার কোনো ভাবনার কারণ থাকিবে না । " বিভাকে লিখিলেন , " চিরায়ুষ্মতীষু - - তোমাকে আর কী লিখিব - - তুমি জন্ম জন্ম সুখে থাকো - - স্বামিগৃহে গিয়া সুখের সংসার পাতিয়া সমস্ত দুঃখকষ্ট ভুলিয়া যাও । " লিখিতে লিখিতে উদয়াদিত্যের চোখ জলে পুরিয়া আসিল । সীতারাম সেই চিঠি তিনখানি একজন দাঁড়ির হাত দিয়া প্রাসাদে পাঠাইয়া দিল । সকলে নৌকাতে উঠিতেছেন - - এমন সময়ে দেখিলেন , কে একজন ছুটিয়া তাহাদের দিকে আসিতেছে । সীতারাম চমকিয়া বলিয়া উঠিল , " ঐ রে - সেই ডাকিনী আসিতেছে । দেখিতে দেখিতে রুক্মিণী কাছে আসিয়া পৌঁছিল । তাহার চুল এলোথেলো , তাহার অঞ্চল খসিয়া পড়িয়াছে , তাহার জলন্ত অঙ্গারের মতো চোখ দুটা অগ্নি উদ্গার করিতেছে - - তাহার বার বার প্রতিহত বাসনা , অপরিতৃপ্ত প্রতিহিংসা - প্রবৃত্তির যন্ত্রণায় অস্থির হইয়া সে যেন যাহাকে সম্মুখে পায় তাহাকেই খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলিয়া রোষ মিটাইতে চায় । যেখানে প্রহরীরা আগুন নিবাইতেছিল , সেখানে বার বার ধাক্কা খাইয়া ক্রোধে অধীর হইয়া পাগলের মতো প্রাসাদের মধ্যে প্রবেশ করে - - একেবারে প্রতাপাদিত্যের ঘরের মধ্যে প্রবেশ করিবার জন্য বার বার নিষ্ফল চেষ্টা করে , প্রহরীরা তাহাকে পাগল মনে করিয়া মারিয়া ধরিয়া তাড়াইয়া দেয় , যন্ত্রণায় অস্থির হইয়া সে প্রাসাদ হইতে ছুটিয়া আসিতেছে । বাঘিনীর মতো সে উদয়াদিত্যের উপর লাফাইয়া পড়িবার চেষ্টা করিল । সীতারাম মাঝে আসিয়া পড়িল ; চীৎকার করিয়া সে সীতারামের উপর ঝাঁপাইয়া পড়িল , প্রাণপণে তাহাকে দুই হাতে জড়াইয়া ধরিল - - সহসা সীতারাম চীৎকার করিয়া উঠিল , দাঁড়ি মাঝিরা তাড়াতাড়ি আসিয়া বলপূর্বক রুক্মিণীকে ছাড়াইয়া লইল । আত্মঘাতী বৃশ্চিক যেমন নিজের সর্বাঙ্গে হুল ফুটাইতে থাকে , তেমনই সে অধীর হইয়া নিজের বক্ষ নখে আঁচড়াইয়া চুল ছিঁড়িয়া চীৎকার করিয়া কহিল , " কিছুই হইল না , কিছুই হইল না - - এই আমি মরিলাম , এ স্ত্রীহত্যার পাপ তোদের হইবে । " সেই অন্ধকার রাত্রে এই অভিশাপ দিকে দিকে ধ্বনিত হইয়া উঠিল । মুহূর্তমধ্যে বিদ্যুদ্বেগে রুক্মিণী জলে ঝাঁপাইয়া পড়িল । বর্ষায় খালের জল অত্যন্ত বাড়িয়াছিল - - কোথায় সে তলাইয়া গেল ঠিকানা রহিল না । সীতারামের কাঁধ হইতে রক্ত পড়িতেছিল , চাদর জলে ভিজাইয়া কাঁধে বাঁধিল । নিকটে গিয়া দেখিল , উদয়াদিত্যের কপালে ঘর্মবিন্দু দেখা দিয়াছে , তাঁহার হাত পা শীতল হইয়া গিয়াছে , তিনি প্রায় অজ্ঞান হইয়া গিয়াছেন - - বসন্ত রায়ও যেন দিশাহারা হইয়া অবাক হইয়া গিয়াছেন । দাঁড়িগণ উভয়কে ধরিয়া নৌকায় তুলিয়া তৎক্ষণাৎ নৌকা ছাড়িয়া দিল । সীতারাম ভীত হইয়া কহিল , " যাত্রার সময় কী অমঙ্গল । "
আজ আমি খুব কুশি । বাশার ঠেকে বের হয়ে cng ওলাকে বললাম " জাবেন মামা " তিনি বললেন চোলেন মামা ! আমি এটু ওবাক হলাম ! কিছু না বলে ঔঠে গেলাম । তার পর তিনি বললেন কৈএ জাবেন ? আমি বললাম গুলশান এ জাবে ! আমি কুশি হৈলাম এই কারোনে জে তিনি একবারের জননো বললো না জে ১০ টাকা বারই দিবেন . . .
আজ মানুষে মানুষে কেন এত ভেদাভেদ ? কেন এত মারামারি ?
আদিল মাহমুদ মে ১৩ , ২০১১ @ ৩ : ০৪ পুর্বাহ্ন
বিকাল ৩ টা ৫৯ মিনিট , রবিবার ১০ জুলাই ২০১১
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মাহবুব হোসেন জানান , বিকাল সাড়ে ৩টার দিকে অফিস ছুটির প্রাক্কালে হঠাত্ করে নাসির উদ্দিন বিএসইসি ভবন গেটের সামনে থাকা একটি গাড়ির ওপর পড়ে যায় । ভবনের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন । ওসি জানান , ওই ভবনের ছাদে অতিরিক্ত নিরাপত্তারক্ষী রয়েছে । তিনি ছাদে উঠলে তাদের চোখে পড়ত । ধারণা করা হচ্ছে , নাসির উদ্দিন ফারইস্ট অফিসের জানালা দিয়ে পড়েছেন । তবে , এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে ।
আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন বছরের পর বছর কীভাবে পাকিস্তানে লুকিয়েছিলেন তা খতিয়ে দেখার জন্য তদন্ত . . .
ছেলের উপর খুব যে শাসন মা একটু চোখের আড়াল করিস না
কলেরা এবং ডায়রিয়ার খাবার স্যালাইন যেটি হাজার হাজার জীবন বাঁচায় প্রতি বছর তার আবিস্কারক একজন বাঙালী । নাম হেমেন্দ্র নাথ চ্যাটার্জী । কিন্তু বিশ্বজুড়ে আজকে সবাই জানেনখাবার স্যালাইনের আবিস্কারক দুজন বিজ্ঞানী , ডেভিড নেলিন এবং ক্যাশ । আজকে আমাদের কাছে খাবার স্যালাইন এতটাই পরিচিত যে শুনতে অবাক লাগতে পারে যে মাত্র ছয় দশক আগেও মুখে স্যালাইন নেয়ার কথা কার মাথায় আসেনি । ১৮৩১ সালে হারম্যান নামের আরেক বিজ্ঞানী প্রথম মানুষের শরীরে লবন জলের ঘাটতি পুরণের জন্য স্যালাইনের ধারণা দেন । ১৯১৩ সালে চিকিত্সাবিজ্ঞানী রজার কলেরার নিরাময়ে স্যালাইনের প্রচলন করেন ॥ কিন্তু এটি ছিল ইন্ট্রাভেনাস স্যালাইনের বা ইনজেকশনের মাধ্যমে নেয়া স্যালাইন । তারপর দীর্ঘদিন এটি ছিল একমাত্র ভরসা । ১৮৩১ সালে কলকাতার বাঙালী বিজ্ঞানী হেমেন্দ্র নাথ চ্যাটার্জী ১৯৫৩ সালে ইন্ট্রাভেনাস স্যালাইনের পরিবর্তে মুখে খাবার স্যালাইন নিয়ে পরীক্ষা করে নিরীক্ষা শুরু করেন ॥ তিনি তার হাসপাতালের রোগীর উপর খাবার স্যালাইনের সফলতা দেখে ল্যানসেট জার্নালে তার ফলাফল প্রকাশ করেন ।
পাবনা ১০ জুলাই : পাবনার ঈশ্বরদী উপজেলার নতুনহাট গোল চত্বর নামক স্থানে ট্রাক চাপায় দুই বোন নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় এসআই আশরাফুল ইসলামসহ অন্তত ৪৫ জন আহত হয়েছে । রোববার সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতার যানবাহন ভাঙচুরে পুলিশ . . . . বিস্তারিত »
সিরাজগঞ্জ , ২৬ জুন : জেলা বিএনপি ' র ডাকে সিরাজগঞ্জে অর্ধদিবস হরতাল পালিত হয় । জেলা বিএনপি ' র সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট মোকাদ্দেছ আলীকে গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয় । সকাল ৬টা থেকে দুপুর ১২টা . . . . বিস্তারিত »
সোহাগ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র মোরেলগঞ্জের বাসীর পক্ষ থেকে অভিনন্দন
রেটিং : ০ / + ৩ , পোষ্টটি ৬৭ বার দেখা হয়েছে , মন্তব্য : ৭
সূর্যের হাসি দেখার আগেই শহরের প্রায় এলাকায় শোনা যায় হৈ হুল্লা এবং দেখা যায় ছোট ছোট কুড়ের গুচ্ছ গুলো থেকে ধোয়া উড়ে যেতে তার কিছুক্ষণ পরই দেখা যায় হন - হন করে হাটার গতি বাড়িয়ে ছুটে
( এই লেখাটি পড়েছেন : ১৯৬ জন )
বিভিন্ন দেশের সাথে নৌপথে যোগাযোগস্থল শান্তিরহাট বাজারের ঐতিহ্য অনেক পুরনো । প্রতিষ্ঠার প্রায় তিনশ বছর পর বর্তমানে এ বাজার ঐতিহ্য সংকটে পড়েছে । বাঁশ বাজার , মাছ বাজারে বেহাল অবস্থা বিরাজ করছে । বাজার উন্নয়ন কমিটি থাকলেও এ ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছেন না এমন অভিযোগ স্থানীয় একাধিক ব্যবসায়ীর ।
১ . হৈর - সরিষা , ২ . ঢলুয়া খালের হোঁত - ঢল বৃষ্টির জলে পরিপূর্ণ খালের তীব্র স্রোত , ৩ . পোঁত - পথ , ৪ . খোসালী - সুখ , ৫ . মুয়ৎ - মুখে , ৬ . তোয়ার - খুঁজে বেড়ায় , ৭ . তহমান - লুঙ্গি , ৮ . গা আধারি হৈয়ে - গ্রাম অন্ধকার হয়েছে , ৯ . সুরুয লৈয়ে ঘর - সূর্য অস্ত গেছে , ১০ . দুতিয়ার চাঁদ - দ্বিতীয়ার চাঁদ ।
দ্বিতীয়ত : হযরত নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি - রেযামন্দী অর্জনের জন্য । অল্পে তুষ্ট হয়ে উত্তম জীবনযাপনের জন্য ।
" বঙ্গাব্দের প্রথম মাস হচ্ছে বৈশাখ , আর খ্রিষ্টাব্দের প্রথম মাস হচ্ছে জানুয়ারি - এটা আমরা সবাই জানি । ইসলামী বা হিজরী বর্ষের প্রথম মাস হচ্ছে মুহররম । এই মুহররম মাস মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ । এর কিছু কারণও আছে । আমাদের প্রিয় নবী ও রাসুল হযরত মুহম্মদ ( সাঃ ) - এর সময়ের আগেও এই মুহররম মাস ছিল খুব পবিত্র । এ মাসে যুদ্ধ করা ছিল পুরোপুরি নিষিদ্ধ । " আমরা তো এখন রমযান মাসে রোযা রাখি । কিন্তু রমযান মাসে রোযা ফরয হওয়ার আগে মুহররম মাসের দশ তারিখ রোযা রাখা ফরয ছিল । মুহররম মাসের দশ তারিখ অর্থাৎ দশম দিনকে আশুরা বলে । এ দিন মুসলমানদের মধ্যে যারা শিয়া , তারা হযরত ইমাম হোসেন ( রাঃ ) - এর জন্য শোক করে । শিয়া হচ্ছে মুসলমানদের মধ্যে একটি সম্প্রদায় । এবার বুঝেছিস আশুরা কি ? "
লেখক বলেছেন : শালা ! বর্ষা অনুভুতি - র ফাইনাল ডেমো মেইল করসি তোকে ! শুনে জানা ! খুব ভালো রেসপন্স , সো ফার !
মোশারফ হোসেন বলেছেন : পোস্টটি অনেক পরে নজরে পড়ল । পোস্টের কমেন্ট পড়ে মনে হচ্ছে তালাকের ব্যাপারে অনেকের বিভ্রান্তি আছে । তাই কমেন্ট করতে বাধ্য হলাম । আমি কোন আলেম বা মাদ্রাসার ছাত্র নই । তবে দেশী আইন আর ইসলামী আইনকে এক করে গুলিয়ে ফেলা আমার খুবই অপছন্দ । তালাক একবার বা দুবার দিলে ( বাইন তালাক ব্যতীত ) ইদ্দত পালনের মধ্যে স্ত্রীকে গ্রহন করলে পুনঃবিবাহের প্রয়োজন পড়ে না । কিন্তু ইদ্দত পালনের পরে হলে বা ১ কিংবা ২ তালাক বাইন হলে পুনঃবিবাহের দরকার হয় । এক্ষেত্রে হালালার প্রয়োজন পড়েনা । কিন্তু তিন তালাক দিলে ঐ স্ত্রীর অন্যত্র বিবাহ হবার পর ( ইদ্দত পালন শেষে ) স্বামীর সাথে সহবাস ( যৌন সম্ভোগ ) হবার পর বিবাহ বিচ্ছেদ হলে ইদ্দত পালনের পর পুনরায় প্রথম ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে । কিন্তু আমাদের দেশে হিলা বিয়ের নামে তালাক হবার পর শুধু মাত্র উক্ত ব্যক্তির সাথে বিবাহ দেবার জন্য অন্যত্র বিয়ে দেওয়া হয় ( এটা অটো না ম্যানুয়াল পদ্ধতি ) । এক্ষেত্রে ইদ্দত ও দ্বিতীয় স্বামীর সাথে যৌন সম্ভোগের ব্যাপার ঠিকমত ফলো করা হয় কিনা আমার জানা নাই । @ নেয়ামুল হক রাগের মাথায় তালাক দিলে তালাক গন্য হয় । কেউ যদি রাগের মাথায় মানুষ খুন করে তার কি বিচার হয়না ? যেহেতু বাংলাদেশ ইসলামী রাস্ট্র না এ ব্যাপারে আলেমদের এগিয়ে আসা উচিৎ । বিয়ে শাদী রাষ্ট্রীয় কোন ব্যাপারনা । তাই বিয়ে শাদীর ব্যাপারে ইসলামী নীতি প্রয়োগ করাতে অসুবিধা নেই । যদি রাষ্ট্র মদপান হালাল ঘোষনা করে তবে আপনি কি সেটা পান বৈধ বলবেন ( একজন মুসলিম হিসেবে ) । এস জামান বলেছেন : হানাফি মাঝাবে তালাকের যে রীতি বা হিল্লা বিয়া এটা আমার কাছে অদ্ভুদ লাগে । অন্যান্য মাজাব এ সম্পর্কে দ্বিমত পোষন করে । @ এস জামান হানাফী মাজহাবের কোন রীতি আপনার কাছে অদ্ভুত লাগে ? এক সঙ্গে তিন তালকের ব্যাপারে সব মাজহাবেই তালাক হয় । এরশাদ মজুমদার বলেছেন : একসাথে ১ তালাক বা ১ সাথে তিন তালাক বললেও তালাক হবেনা । তালাকের কতগুলো নিয়ম ও আইন রয়েছে । আপনি এটা কোথায় পেয়েছেন ? একসাথে তিন তালাক দিলে তালাক হয়ে যায় । এই লিংকের বই নামিয়ে ২৩৪ পৃষ্ঠা থেকে পড়তে পারেন ।
নিউজ বিএনএ ডটকম , ঢাকা , ১০ জুলাই : ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন , যারা ধর্মকে ব্যবহার করে হরতাল ডেকে জনগণকে কষ্ট দেয় তারা হচ্ছে খোদার দুশমন । তাই ধর্মের নামে ডাকা অযৌক্তিক হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে । রোববার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আ . লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওলামা লীগ আয়োজিত হরতাল বিরোধী মানববন্ধনে তিনি এ কথা বলেন । মানববন্ধনে ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন বীন হেলালি , সহ সভাপতি মো . আদম আলী এবং সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান উপস্থিত ছিলেন । মায়া বলেন , তারেক , কোকো ও যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য এই হরতাল । তাই জনগণ এটি স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করেছে । জনগণের জীবনযাত্রার মান স্বাভাবিক রয়েছে । হরতালে জনগণের জীবনযাত্রার মান রক্ষায় সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে । সম্পাদনা : কামাল উদ্দিন খোকন ।
মাথাভাঙার কাঁথা চোরা শিমলা চোরার ভাই আমার লগে লাগলে লড়াই ছাড়া ছাড়ি নাই
গতকাল ব্রাজিল হারলো । মনটা অনেক খারাপ ছিলো । এর আগে ব্রাজিল সবকটা খেলায় জয়ী হয়েছিলো । অথচ কোনো একটা জয়ের জন্য অভিনন্দন জানিয়ে একটাও এস এমএস আসে নাই । অথচ গতকাল খেলা শেষ হতে না হতেই একের পর এক এস এম এস আসতে থাকলো । নানা প্রকার ব্যঙ্গ বিদ্রুপ করে এস এম এস গুলো . . .
খেয়ালীমনের কাজ এইডা হিতে বেবাকের ঘুম হারাম কইরা নিজে ঘুমাইতে গেছে
: . গৃহ হারা বলেছেন : আহা একি প্রেম নাকি ভালোবাসা
বাগেরহাট , ৯ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : বাংলাদেশের সিডর বিধ্বস্ত মানুষের জন্য ভারত সরকারের বন্ধুত্বের নিদর্শন হিসেবে দেয়া ২ হাজার ৮শ ঘরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সোলার প্যানেল সংযুক্ত . . . . বিস্তারিত পড়ুন »
আজব সেই অন্ধ মানুষের নাম ওসমান প্রমানিক । বয়স ৭০ বছর ।
এর মধ্যে ১৯৮৩ সালে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে প্রথম বাণিজ্যিকভাবে ফুল চাষ শুরু হয় । যশোর জেলায় ফুল চাষের জমির পরিমাণ ৮৫০ হেক্টর । প্রতি বছর এখানে অন্তত্য ১শ কোটি টাকার ফুল উৎপন্ন হলেও এখন পর্যন্ত তা রফতানির সুযোগ সৃষ্টি হয়নি । বর্তমানে যশোর সদর , ঝিকরগাছা , শার্শা , মনিরামপুর ও কেশবপুর উপজেলার ৬০টি গ্রামে বিভিন্ন জাতের ফুল চাষ হচ্ছে । এর মধ্যে রজনীগন্ধা , গোলাপ , গাঁদা , গ্লাডিওলাস ও জারবেরা ফুলের চাষ বেশি হচ্ছে । এছাড়া লিলিয়াম নামে একটি নতুন জাতের ফুল ঝিকরগাছার পানিসারাতে চাষ হচ্ছে । দেশের মাটিতে ওই ফুলের চাষ এটাই প্রথম ।
এটা করলে " বেহাইয়া পোলাপাইনেরা " হয়তো জানবে তাদের ফোন অন্য কোথাও ডাইভার্ট হচ্ছে কিন্তু কার নাম্বারে ডাইভার্ট হচ্ছে তা জানবে না । যখন অপরপ্রান্তের লোকটি বলবে যে সে " RAB " এর অফিসার অথবা পুলিশ তার র্যাঙ্কের পরিচয় দিবে তখন " বেহাইয়া পোলাপাইন " টি বুঝবে মেয়ের বাবা অথবা বড় ভাই ভয় দেখানোর জন্য এ কাজটি করছে আর তাকে গালিগালাজ দিয়ে বসবে । এটাই হবে তার জীবনের সবচেয়ে বড় ভুল এবং " RAB " এর অফিসার অথবা পুলিশ যাকে গালিগালাজ করা হয়েছে তার খবর অবশ্যই নিবে । তার পরে " বেহাইয়া পোলাপাইন " টির জীবনে যে ঝড় আসবে সে ঝড় তার পূর্বপুরুষদের নাম ভুলিয়ে দিবে ।
মানসী শান্তি আসুক না ঘরে দলবেঁধে ভালবাসি , তোমার আমার ; এক হোক চাওয়া ; এস এক সাথে হাসি ।
সকালে বিকালে কভু নাওয়া হলে পরে আঁচল ছাঁকিয়া তারা ছোটো মাছ ধরে । বালি দিয়ে মাজে থালা , ঘটিগুলি মাজে , বধূরা কাপড় কেচে যায় গৃহকাজে ।
শান্তিপূর্ণ হরতালে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের ন্যাক্কার জনক হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন , " এ ধরণের হামলা অসভ্য যুগকে ছাড়িয়ে গেছে । " তিনি বলেন , " আজকের হরতালে বিকাল ৫টা পর্যন্ত সারা দেশে ইসলামী আন্দোলনের এক হাজার ২৫১ জন নেতাকর্মী গ্রেফতার ও আহত হয়েছেন দুই হাজার ৫৭৩ জন । "
পবিত্র কাবা ঘর নির্মাণ করার সময় হযরত ইবরাহীম খলীলুল্লাহ আ . ও হযরত ইসমাঈল আ . আল্লাহ তাআলার দরবারে এ দুআও করেছিলেন যে , ( তরজমা ) হে আমাদের রব ! তাদের নিকট তাদেরই মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করুন , যিনি তাদের সামনে আপনার আয়াতসমূহ পাঠ করবেন , তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পবিত্র . . .
By নাহিদ সুলতানা । Dhaka দেখা হয়েছে : ০ বার অর্থনীতি
শান্তা বলেছেন : সবাক আর আসিপ খুব খারাপ ব্লগার ।
ফোরামে স্বাগতম তুষার ভাই । আশা করি আমাদের প্রযুক্তি পরিবারে আপনি ভালো সময় কাটাবেন ।
ভাইরে , আপনি কোন ইনকিলাবের কথা বলছেন ? এই ইনকিলাব তো মনে হয় আর এখন সেই ইনকিলাব নেই । আমি কার কাছ থেকে জানি শুনলাম ইন্ডিয়া থেকে নাকি ১৭ কোটি টাকা পেয়ে ইনকিলাব কেবলা চেঞ্জ করেছে । তারাও নাকি এখন পুরোদস্তুর ডিজিটাল । হাঁছা না মিছা আল্লাহই ভালো জানেন ।
কাউন্সিলর : না । এলাকার জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছি । সন্ত্রাসী , চাঁদাবাজি আর নেই ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা মঞ্জুরের ওপর নির্মম নির্যাতনের ঘটনায় পাষণ্ড স্বামী হাসান সাঈদকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ( ডিবি ) ৷ হাসান সাঈদকে কেন গ্রেফতার করা হয়নি তা জানতে চেয়ে বুধবার সকালে একটি রুল জারি করেন হাইকোর্ট ৷ মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি থানার ওসি এবং ধানমণ্ডি সার্কেলের সহকারী পুলিশ … বিস্তারিত
গতকাল চট্টগ্রাম মিরসরাইয়ের আবু তোরাব নামক স্থানে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্ষুদে ফুটবলারদের সড়ক দুর্ঘটনায় নিহত খেলোয়াড়দের স্মরণে মহিলা ফুটবল ফাইনাল খেলা শুরুর পূর্বে এক মিনিট নিরবতা পালন করা হয় ।
আঁধার রাতের মুসাফির : জুনe ১৯th , ২০১১ at ২ : ৫২ পূর্বাহ্ণ
দিনাজপুর , ১৮ জুন : দিনাজপুরের কাহারোলে মস্তক বিচ্ছিন্ন দুই ব্যক্তির পরিচয় উদ্ধার করেছে পুলিশ । কাহারোল থানা পুলিশ এ ঘটনার সত্যত্বা স্বীকার করে জানান , পরিচয় পাওয়া একজনের নাম সিদ্দিক । সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বজলুক গ্রামের আব্দুস সাত্তারের পুত্র অপরজন কাজল বলে পুলিশ জানায় । কাহারোল থানার অফিসার্স ইনচার্জ ( ভারপ্রাপ্ত ) আরমান আলী শনিবার দুপুরে জানান , ২০০৪ সালে সিদ্দিক ও কাজল জেএমবি ' র সদস্য হিসেবে জেল হাজতে ছিল । জেএমবি ' র দল থেকে বের হয়ে আসার জের ধরে কিংবা পূর্বের জেএমবি ' র অর্থ লেনদেনের ঘটনার জের ধরে জেএমবি ' র সদস্যরা তাদেরকে হত্যা করতে পারে বলে ধারণা করছেন তিনি । তিনি জানান , বিস্তারিত জানার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিমকে গাইবান্ধায় পাঠানো হয়েছে । তবে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি । উল্লেখ্য , বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে কাহারোল রামপুর মোড়ের মাঠের পার্শ্ববর্তী গ্রামবাসী মস্তক বিচ্ছিন্ন দু ' জনের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে জানালে পুলিশ রাত তিনটার দিকে মস্তক বিচ্ছিন্ন দু ' টি লাশ ও একটি মাথা উদ্ধার করে । বার্তা২৪ ডটনেট / এটি
পোলাপাইন চরম অসভ্য বাৎচিত সেইরাম অশ্রাব্য . . . . মেজর জল্লাদ - সেনাপতি করেন একটা ভদ্র গতি . . . . রাজসভা দূষিত রাজকুমারী চিন্তিত
বিগত ৪ - ৫ বছরে পাটের দাম ভালো পাওয়ায় চাষি নতুন করে পাটচাষে ঝুঁকে পড়ে । পাটের চাষও বাড়তে থাকে । গত বছর নতুন ওঠা ছাটপাট ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হয় । এরপর পাট ওঠার পর দাম আরো চড়ে যায় । প্রতি মণ ( ৪০ কেজি ) পাট ২ হাজার ৭০০ টাকা পর্যন্ত দরে কেনাবেচা হয়েছিল । আর নিচে প্রতি মণ পাট বিক্রি হয় ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা দরে । গত বছর বৃষ্টিপাত কম হওয়ায় চাষি পাট জাগ দেওয়া নিয়ে চরম দুর্ভোগে পড়ে । এমনকি পুকুর ভাড়া নিয়ে পাট জাগ দিতে হয় । আবার অনেক চাষিকে ভ্যান ও নসিমন ভাড়া করে দূরবর্তী নদী বা খালে নিয়ে পাট জাগ দিতে হয় । কষ্ট হলেও দাম ভালো পাওয়ায় চাষি খুশি ছিল । যে কারণে চাষি এবার পাটের চাষ আরো বাড়িয়ে দিয়েছে । মৌসুমের শেষদিকে গত ডিসেম্বর থেকে পাটের দরপতন শুরু হয় । মাসতিনেক আগে বেশি দরপতন ঘটেছে । এ অঞ্চলের বড় চাষি এবং ব্যবসায়ীর গুদামে প্রচুর পুরানো পাট মজুত রয়েছে । পাটের বড় মোকাম মাগুরার লাঙ্গলবাঁধ হাটে এখনো সপ্তাহে হাজারখানেক মণ ও শৈলকুপাহাটে ৫০০ মণ পুরানো পাট উঠছে । এদিকে লাঙ্গলবাঁধহাটে নতুন পাট উঠতে শুরু করেছে । গত ৩০ জুন ( বৃহস্পতিবার ) লাঙ্গলবাঁধহাটে প্রতি মণ নতুন পাট ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান । কয়েক দিনের মধ্যে হাটগুলোতে পাটের আমদানি আরো বাড়বে । তখন দাম আরো পড়ে যাওয়ার আশঙ্কা করছেন পাট ব্যবসায়ীরা ।
না বেশি হয়নাই ! ! সব জায়গায় মানুষ সব জ্ঞান সমান সময়ে পায়নারে পাগলা ! !
বরগুনা , ২৬ জুন ( মনির হোসেন কামাল / আমাদের বরিশাল ডটকম ) : " কোম্মে যামু , কেডা মোগো জাগা দেবে ? " বাড়ি - ঘর হারিয়ে এমনিভাবে আহাজারি করছে বুড়িরচর গ্রামের আবদুল খবির গাজী ও তার ভাতিজা মুনসুর আলী গাজী । গত ৪০ বছরে তারা ৭ বার বাড়ি বদল …
রিপোর্টারের এমন অমানবিক একটি রিপোর্টের জন্য , ( ধরে নেয়া যায় , রিপোর্টার মোটা অংক পকেটস্থ করেছেন ) এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া দরকার ।
ওদিকে তিন দিক আছে গন্তব্যহীন সময় খেলে কাজে কাজে পাতারা পাতায় পাহারা কেতাবের ঘরে ঘরে যেন না ঢোকে ঢাকির সংসার কোনো পাঠে ।
আমি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১০ - এ হবিগঞ্জ সদর উপজেলা থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছি । আমি বর্তমানে হবিগঞ্জ স . উ . বিদ্যালয়ে পড়ি । আমি আমার ভালো ফলাফলের জন্য আমার স্কুলের শিক্ষক ও আমার গৃহশিক্ষক মাহাবুবুর রহমান স্যারের প্রতি কৃতজ্ঞ । আর মা - বাবার প্রতি তো কৃতজ্ঞ আছিই । আমার বাবার নাম মাহমুদ হাসান । তিনি হবিগঞ্জের জেলা প্রশাসক । মায়ের নাম শাহীনা আক্তার । তিনি গৃহিণী । আর আমার বড় ভাইয়ের নাম সীমান্ত । সে এবার এইচএসসি ফাইনাল দেবে । আমি কচি - কাঁচার আসরের ৯২২ নম্বর সদস্য । আমি বড় হয়ে ব্যাংকার ও পাশাপাশি গায়ক , লেখক ও আবৃত্তিকার হতে চাই । মাশায়েখ হাসান সমুদ্র আমার স্কুলের নাম গোড়ান আদর্শ উচ্চ বিদ্যালয় । আমাদের স্কুলে ২১শে ফেব্রুয়ারিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সেখানে দেশাত্মবোধক গান , স্বরচিত কবিতা , ছড়াপাঠ , ছবি আঁকা , রচনা প্রতিযোগিতা এবং দেয়াল পত্রিকার আয়োজন করা হয় । আমি রচনা প্রতিযোগিতায় গ বিভাগে ১ম হই । এছাড়া জে এস সি পরীক্ষায় ৪ . ৮৬ পয়েন্ট পেয়ে কৃতকার্য হই । আমি সকলের দোয়া প্রার্থী । আমার এ সন্দেশটি কচি - কাঁচার আসরে ছাপালে চির কৃতজ্ঞ থাকব । বিনীত সুমনা আক্তার মীম , সদস্য নং - ১২৭৭ । কচি - কাঁচার আসরের বন্ধুরা , আশা করি তোমরা ভাল আছ । আমিও ভাল আছি । আমি দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতি শুক্রবারের আয়োজনে কচি - কাঁচার আসরে এই পর্যন্ত অনেকের লেখা পড়েছি । এবার আমি নিজেই সদস্য ফরম পূরণ করে পাঠালাম । এরপর আমি মজার মজার গল্প , কবিতা , ভ্রমণকাহিনী পাঠাব । আমার সদস্য হওয়ার ফরমটি আসরে ছাপাবেন । মো : সজীব মিয়া , অষ্টম শ্রেণী , সাবিহা সুলতানা দাখিল মাদরাসা , ভালুকা , ময়মনসিংহ । আমি মোঃ বদরুল আমিন , মাধখলা হোসেনপুর কিশোরগঞ্জ থেকে লিখছি । আমি কচি - কাঁচার আসরের নিয়মিত পাঠক । আমি স্মৃতিসৌধ এঁকে পাঠিয়েছি । আশা করি এটি ছাপা হবে এবং আমাকে সদস্য করে নেবেন । স্মৃতিসৌধটি আমার ছবিসহ ছাপালে খুব খুশি হব । মোঃ বদরুল হোসেনপুর সদর , দাখিল মাদ্রাসা । আমার কিছু কথা । আমি একজন ছাত্রী । নবম শ্রেণীতে পড়ি । আমার লেখা প্রথম কবিতাটি ছাপানোর জন্য পাঠালাম । এটি ছাপা হলে আমার স্বপ্ন পূরণ হবে । শেখ হাসনা আক্তার , গ্রাম : মাসাব , পো : পেরাব , জেলা : নারায়ণগঞ্জ । একটি লাল গোলাপের শুভেচ্ছা রইল । আমি ফাইজা , আমি ফরম পাঠিয়েছি কিন্তু আমাকে সদস্য করা হয় নাই । তাই আবার ফরম পাঠালাম । আশা করি এবার গ্রহণ করবেন । আমি কচি - কাঁচার আসর পড়তে পছন্দ করি । কচি - কাঁচার আসর যখন হকার না দেয় , তখন আমার খুব খারাপ লাগে । এজন্য কচিকাঁচার আসরে অনেক কিছু আয়োজন করবেন । ফাইজা মোস্তফা , রায়েরবাাজর হাই স্কুল , রায়ের বাজার , ঢাকা - ১২০৯ । আমার শুভেচ্ছা নেবেন । আমি কচি - কাঁচার একজন নিয়মিত পাঠক । যখন থেকে বুঝতে শিখেছি , তখন থেকেই আমি কচি - কাঁচার আসরের পাঠক । আর তাই কচি - কাঁচার আসরের সদস্য হওয়ার ফরমটি পূরণ করে পাঠালাম । গ্রহণ করে আমাকে একজন সদস্য করে নিলে ভীষণ খুশি হব । কচি - কাঁচার আসরের সকল ভাইবোনের প্রতি রইল আমার অশেষ শুভ কামনা । তাসনীম বিনতে হক , দশম শ্রেণী , মসজিদ কোয়ার্টার , নেত্রকোনা ।
তবে একটা জিনিস দেখলাম যে এসব করার ফলে কিন্তু লিনাক্স ব্যাবহারকারী বাড়তেছে
প্রশ্নঃ ( ১০ / ২১০ ) : আল্লাহর নাম পবিত্র কুরআনের কোন সূরায় কতবার উল্লেখ করা হয়েছে জানিয়ে বাধিত করবেন । - আলমগীর দুবাই , আরব আমিরাত । উত্তর : পবিত্র কুরআনের বিভিন্ন সূরায় প্রায় ২০৭৭ বার আল্লাহর নাম উল্লেখিত হয়েছে । তন্মধ্যে সূরা ফাতিহায় ২ , বাক্বারায় ২৭৯ , আলে ইমরানে ২০৪ , নিসায় ২২৫ , মায়েদায় ১৪৫ , আন ' আমে ৮৪ , আ ' রাফে ৫৯ , আনফালে ৮৮ , তওবায় ১৬৭ , ইউনুসে ৬০ , হূদে ৩৭ , ইউসুফে ৪০ , রা ' দে ৩২ , ইবরাহীমে ৩৬ , হিজরে ২ , নাহলে ৮৪ , ইসরায় ১০ , ত্ব - হায় ৬ , কাহফে ১৬ , মারিয়ামে ৮ , আম্বিয়ায় ৫ , হজ্জে ৭৪ , মুমিনূনে ১৩ , ফুরক্বানে ৮ , নূরে ৭৯ , শু ' আরায় ১২ , নামলে ২৭ , ক্বাছাছে ২৭ , আনক্বাবূতে ৪১ , সাজদায় ১ , রূমে ২৪ , লোক্বমানে ৩২ , ইয়াসীনে ৩ , আহযাবে ৯০ , সাবায় ৮ , ফাত্বিরে ৩৫ , ছাফফাতে ১৪ , যুমারে ৫৯ , যুখরুফে ৩ , গাফিরে ৫২ , ফুছছিলাতে ১১ , জাছিয়াতে ১৬ , শূরাতে ৩১ , তূরে ৩ , নাজমে ৪ , মুহাম্মাদে ২৬ ক্বাফে ১ , হুজুরাতে ২৭ , ফাতাহে ৩৬ যারিয়াতে ৩ , আহকাফে ১৬ , দুখানে ৩ , ছোয়াদে ২ , হাদীদে ৩১ , হাশরে ২৮ , ছফে ১৭ , জুম ' আতে ১২ , তাগাবুনে ২০ , ত্বালাকে ২৫ , মুজাদালাতে ৪০ , মুমতাহানাতে ২১ , মুনাফিকূনে ১২ , তাহরীম ১৩ , মুলকে ৩ , মা ' আরিজে ১ , মুদ্দাছছিরে ৩ , মুযযাম্মিলে ৭ , হাক্বাতে ১ , নূহে ৭ , জিনে ১০ , ইনসানে ৫ , নাযিয়াতে ১ , তাকবীরে ১ , ইনশিক্বাকে ১ , বুরূজে ৩ , আলাতে ১ , গাশিয়াতে ১ , শামসে ২ , তীনে ১ , আলাক্বে ১ , বাইয়েনাতে ৩ , হুমাযাতে ১ , নাছরে ২ , ইখলাছে ২ বার উল্লেখিত হয়েছে ( আল - মু ' জামুল মুফাহরাস লি আলফা - যিল কুরআন ) ।
সুন্দর লেখার জন্য মামুন ভাইকে ধন্যবাদ । নাম হল সাইন বোর্ড । নাম শুনেই বুঝা যায় মুসলিম না নন মুসলিম । একজন মুসলিম একটি সংস্কৃতির বাহক , একজন মুসলিম মানে একজন বার্তা বাহক । একজন মুসলিম সব সময়ের জন্য সবার জন্য একজন Messenger । একটি গানের কলি - " নামের বড়াই করোনাকো নাম দিয়ে কি হয় ? নামের মাঝে পাবেনা কো আসল পরিচয় । " আসলেই আজকের মুসলমান এবং তাদের নাম এই দুটি বড়ই গুজামিল হয়ে গেছে । গানের কলিটি আজকের মুসলমানদের জন্য প্রযোজ্য । দূর কোন দেশে আমি একজন মুসাফির হলে মুসলিম নাম শুনে মনে হতে পারে সে আমার জন্য নিরাপদ কিন্তু কাছে গিয়ে দেখা যায় তার নামের সাথে কাজের মিল নেই । সুতরাং আমার নাম কেন মুসলিম বা ইসলামিক হতে হয় তার একটি তাৎপর্য রয়েছে । আজকের মুসলিম পিতা - মাতাকে সন্তানের নামের সাথে সাথে একজন মুসলিম নামধারীর কি কি গুনাবলী থাকা প্রয়োজন তা জানিয়ে দেয়া প্রয়োজন । সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা রয়েছে সয়াবিন কিন্তু ভেতরের পদার্থটির গুনাগুন আসলেই সয়াবিন তেলের মত নয় । চিন্তা করা দরকার এরকম হলে কেমন অবস্থা দাড়াবে । ধন্যবাদ মামুন ভাইকে ।
বগুড়া , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : প্রায় সাড়ে ৬ বছর পর দেশের বহুলালোচিত বগুড়ার কাহালু জোগারপাড়ায় উদ্ধার করা এক ট্রাক গুলি ও বিস্ফোরক মামলার কার্যক্রম সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে । আজ বুধবার বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল - ৪ - এ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে । বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত - ১ - এর বিচারক এবং স্পেশাল ট্রাইব্যুনাল - ৪ - এর দায়িত্বপ্রাপ্ত বিচারক কাজী শাহিনা নিগার আলোচিত এই মামলার সাক্ষী মুসলিম উদ্দিনের আংশিক জবানবন্দি গ্রহণ করেন । আগামী ২৩ আগস্ট একই সাক্ষীর পূর্ণ জবানবন্দি গ্রহণের দিন ধার্য করা হয় । জানা গেছে , ২০০৭ সালে ২ অক্টোবর যৌথবাহিনীর উদ্যোগে বগুড়ার জেলা প্রশাসক আলোচিত এই মামলা পুনরায় তদন্তের জন্য আইন মন্ত্রাণালয়ে আবেদন করেন । পরে আর এ মামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি । এর আগে মামলার আসামি আতিকুর রহমান দুলুর আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ ওই ঘটনায় ৪টি মামলা স্থগিত ঘোষণা করে । জানা গেছে , ২০০৩ সালের ২৭ জুন বিকেলে সিলেট থেকে আনারস বোঝাই একটি ট্রাক ( ঢাকা মেট্রো ট ১১ - ৩৩৬৬ ) নিয়ে বগুড়ার কাহালুর জোগাড়পাড়ায় আসে । ওই দিন সন্ধ্যায় কৃষকলীগ নেতা আফলাতুর রহমান পিন্টুর বাড়িতে নিরাপদ আশ্রয়ের জন্য আনারসের ট্রাকে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ চাইনিজ রাইফেলের গুলি ও বিস্ফোরকদ্রব্য ট্রাক থেকে আনলোড করা হচ্ছিল । ট্রাক থেকে গুলি ও বিস্ফোরক আফলাতুর রহমান পিন্টুর নেতৃত্বে নামানোর সময় স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন ও মোজাম নামের দুই ব্যক্তি দেখে ফেলে । তারা কাহালু থানা দূরে হওয়ায় পার্শ্ববর্তী দুপচাঁচিয়া থানায় খবর দেয় । ইতিমধ্যে এলাকার লোকজন ভারতীয় অবৈধ মালামাল ভেবে গুলি ও বিস্ফোরকের প্যাকেট লুট করে নিয়ে যায় । পরে দুপচাঁচিয়া থানার ওসি জাবিদ হাসান ঘটনাস্থলে আসেন । জানাজানি হয়ে গেলে লুট করে নিয়ে যাওয়া গুলি ও বিস্ফোরকের প্যাকেটগুলো যে যার মতো পুকুর ও ধানের জমিতে ফেলে দেয় । পরে পুলিশ আফলাতুর রহমান পিন্টুর বাড়িসহ এলাকার বিভিন্ন পুকুর , ধানের জমি , বাঁশ ঝাড় থেকে ৯৯ হাজার ৯শ ' ৬৯ রাউন্ড চায়নিজ রাইফেলের গুলি ও ১৭৪ কেজি বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে । ঘটনার পরই আফলাতুর রহমান পিন্টু পালিয়ে যায় । এখনো তিনি নিরুদ্দেশ রয়েছেন । পিন্টু বেঁচে আছে কি না এ খবর পুলিশ ও তার আত্মীয় - স্বজনদের কাছে জানা নেই । তবে এলাকার অনেকের ধারণা , পিন্টু পালিয়ে ভারতে আত্মগোপন করে আছে । উক্ত গুলি ও বিস্ফোরকদ্রব্য উদ্ধারের ঘটনায় কাহালু ও দুপচাঁচিয়া থানায় ৪টি মামলা হয় । কাহালু থানার তৎকালীন ওসি অহেদুল ইসলাম বাদী হয়ে একটি এবং দুপচাঁচিয়া থানার ওসি জাবিদ হাসান বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন । মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে । পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর হয় । সিআইডি ঢাকা জোনের কর্মকর্তা মুন্সি আতিকুর রহমান মামলার তদন্ত কাজ শুরু করেন । তদন্ত শেষে ওই বছরের ১১ সেপ্টেম্বর সিআইডি আদালতে ৪টি মামলার চার্জশিট দাখিল করে । ৪টি মামলায় ৬ জনকে আসামি করা হয় । এরা হলো বগুড়ার কাহালু বীরকেদার ইউনিয়ন কৃষকলীগের তৎকালীন আহ্বায়ক আফলাতুর রহমান পিন্টু , তার স্ত্রী আনোয়ারা খাতুন বীথি , ট্রাকের মালিক হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি ফরেস্ট বস্তির সচীন্দ্র নাথ বর্মার ছেলে আশীষ দেব বর্মা , বগুড়া শহরের ঠনঠনিয়া তেঁতুলতলার এরশাদ আলীর ছেলে বগুড়া জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান দুলু , ট্রাক চালক হবিগঞ্জের বাহুবল উলিপুরের আলালের ছেলে আলতু মিয়া , বগুড়া শহরের মালতীনগরের তোজাম্মেল হোসেনের ছেলে জামায়াত নেতা হারুন - উর রশীদ জালাল । উক্ত মামলায় সাক্ষী করা হয় ৩৮ জনকে । আসামিদের মধ্যে আতিকুর রহমান দুলু হাইকোর্টে কোয়াশমেন্ট আপিল করেন । হাইকোর্ট ডিভিশন বিচারক আব্দুর রশীদ এবং সৈয়দ রিফাদ আহম্মেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০০৫ সালের ২৭ ফেব্রুয়ারি মামলার সব কার্যক্রম স্থগিত করেন । তারপর থেকেই প্রায় সাড়ে ছয় বছর মামলার কার্যক্রম স্থগিত থাকে । আসামি আলতু মিয়ার পক্ষে মানবাধিকার সংস্থা হাইকোর্টে আবেদন করলে হাইকোর্টে রিভিশন নিষ্পত্তি হওয়ায় তিনটি মামলা চালু হয় । অপর একটি মামলা এখনো স্থগিত রয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / সস / ১৭ . ৩৬ঘ . )
অপরদিকে বৃহস্পতিবার দুপুরে কেওড়াবুনিয়া নামক স্থানে হরতাল সমর্থনকারীরা যাত্রীবাহী টেম্পুতে হামলা চালালে ৮ জন আহত হয় । আহতদের মধ্যে আমতলী উপজেলার ডালাচারা গ্রামের শাহজাহান খা ( ৬০ ) , চন্দ্রা পাতাকাটা গ্রামের মিজানুর রহমান ( ৩০ ) ও কড়ইতলা গ্রামের টেম্পু চালক শাহিনকে ( ৩৫ ) বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে ।
পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী বলেন - রাস্তার গাছ গুলি কাটা হয়েছে শুনেছি তবে উপজেলা পরিষদ থেকে জানানো হয়নি ।
বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মজিদ তালুকদার জানান , এ ধরনের একটি ঘটনা তিনি শুনেছি । তবে এখনো কোনো অভিযোগ আসে নি । অভিযোগ আসলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে ।
কেমন আছেন ? বিয়েটা এবার সত্যিই করা দরকার ।
জাহাজী পোলা বলেছেন : চামু আমার গালফেন দুক্ষে আছি , বুকে আয় ভাবুল
ময়মনসিংহ , ১২ জুলাই : ময়মনসিংহ জেলা যুবদল সভাপতি ও কেন্দ্রীয় সহ - সাধারণ সম্পাদক শাহ শিবিবর আহমেদ ভুলুসহ দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে জেলা যুবদল শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে । মঙ্গলবার . . . . বিস্তারিত »
তামিম নাকি সাকিব এ প্রতিবেদন লেখার সময় ম্যাচের ফলাফল বলার উপায় ছিল না । তবে নটিংহ্যামশায়ার বনাম উস্ট . . .
তিনি বলেন , এজাহারে বলা হয়েছে , বাদি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না । তিনি ঘটনার সার্বিক পর্যালোচনা শেষে মামলাটি দায়ের করছেন । অথচ মামলার এজাহারে সার্বিক পর্যালোচনার কোনো তথ্যও তুলে ধরা হয়নি ।
দুই হাতে টাকা কামানোর মাস ৮০ টাকা দরের বেগুনের মাস জনতার গলায় দ্রব্যমূল্যের ফাস পোড়া তেলের ভেজাল খাবারের মাস । চাকুরিজীবির সংক্ষিপ্ত অফিসের মাস ছাত্র ছাত্রীদের সংক্ষিপ্ত ক্লাশের মাস সেহরীর পর সকালে দীর্ঘ ঘুমের মাস ইফতারীর পর আয়েশ করে বিড়ির দীর্ঘ টানের মাস । মসজিদ কমিটির টাকা কামানোর মাস তাড়াতাড়ি কোরআন শেষ করার মাস খোচা খোচা দাড়ি রাখার মাস রমনীর মাথায় ওড়না দেবার মাস । দিনের বেলায় উপোষ থাকার মাস সন্ধ্যের পর ইচ্ছেমত পেট পূজার মাস রঙ্গ বেরঙ্গের ইফতারী আইটেমের মাস তুমি আসো না কেন বাকি এগারো মাস ?
ঢাকা , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : হরতালে পুলিশি হামলায় গুরুতর আহত বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে উন্নত চিকিৎসার জন্য নিউইয়র্কে নেওয়া হচ্ছে । আজ বুধবার রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ারলাইনসের টিকে ৫৮৫ ফ্লাইটে তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন । রাত সাড়ে ৯ টায় তিনি জানান , ' বাবাকে সন্ধ্যা ৬ টায় হযরত শাহজালাল ( রা . ) আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয় । রাত সাড়ে ৯টায় তিনি নিউইয়কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন । তার সঙ্গে গেছেন স্ত্রী কানিজ ফাতেমা ও ভাইয়ের ছেলে আসাদুজ্জামান । নিউইয়র্কে ফারুকের লিগামেন্টের চিকিৎসা করানো হবে বলেও জানান মেয়ে তামান্না । ( শীর্ষ নিউজ ডটকম / মাবি / ২৩ . ০০ঘ . )
আলাদা প্রজাতির ডলফিন সারা পৃথিবীতে প্রায় ৪০ প্রজাতির ডলফিন রয়েছে । বেশীর ভাগ ডলফিনের গায়ের রঙ কালো , বাদামি অথবা ধুসর রং - এর । সবচেয়ে বড় ডলফিনের নাম হলো কিলার হোয়েল । এদের আবার ওরাকাস নামেই জানে অনেকে । একটি কিলার হোয়েল প্রায় ৩২ ফুট লম্বা হয় এবং তার ওজন হয় প্রায় ৫৪০০ কিলোগ্রাম । আর সবচেয়ে ছোট ডলফিনের নাম তাচুসি ডলফিন । এদের আকার প্রায় চার ফুট আর ওজন প্রায় ১১০ পাউন্ড হয় । সাধারণ ডলফিন এবং বোটলনোজ বা বোতলের মতো ডলফিন এমন এক ধরনের ডলফিন যাদের চিড়িয়াখানা বা এ্যাকুরিয়ামে দেখা যায় । সমুদ্রে স্পিনার ডলফিন বলে এক ধরনের ডলফিন দেখা যায় , যারা সুমদ্রে বাতাসের উপর লাফিয়ে ডিগবাজী দেয় । বেশীর ভাগ ডলফিন সমুদ্রে বাস করে এবং তাদের সারা পৃথিবীর প্রায় সব জায়গায় পাওয়া যায় । বেশ কিছু ডলফিন আছে যারা নদীতে বাস করে । নদীর পানি লবনাক্ত নয় । তাই এখানে যারা বাস করে তাদের রিভার ডলফিন বলে ।
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ফকদনপুর গ্রামে ব্যবসায়ী আবুল কালাম আজাদের আম বাগান একদল সন্ত্রাসী প্রায় ২ ' শ গাছ কেঁটে ফেলে দিয়েছে । পুলিশ সুত্রে জানা যায় , গত শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার ফকদনপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদের বাগানে সেলিম , আইয়ুব আলী , আইনুদ্দিন , পরাগ , আব্দুল রহমান , আব্দুল জব্বার , নুরুল , সহিমউদ্দিনসহ ২০ / ২৫ জনের একদল সন্ত্রাসী প্রায় ২ ' শ আমসহ অন্যান্য গাছ কেঁটে ফেলে । সন্ত্রাসীরা দীর্ঘ দিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল । আবুল কালাম আজাদ চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তাকে প্রকাশ্য মেরে ফেলার হুমকি দেয় । এ ঘটনায় আবুল কালাম আজাদ বাদী হয়ে ঠাকুরগাঁও থানায় সেলিম , আইয়ুব আলী , আইনুদ্দিন , পরাগ , আব্দুল রহমান , আব্দুল জব্বার , নুরুল , সহিমউদ্দিনসহ ২০ জনকে আসামী করে গতকাল শনিবার ঠাকুরগাঁও থানায় একটি মামলা দায়ের করে । রহিমানপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নুকে জানায় ।
তাফসীরে মাযহারী - এর ৭ম খণ্ডের ৩৩৬ পৃষ্ঠায় উল্লেখ আছে -
যশোর , বেনাপোল , ১৩ জুলাই ( দি - এডিটর ) : বেনাপোলের পুটখালী সীমান্তে বুধবার ভোররাতে অভিযান চালিয়ে ৪৫ লাখ টাকার ভারতীয় গার্মেন্টস সামগ্রী ও ফেন্সিডিল আটক করেছে বিজিবি সদস্যরা ।
http : / / thepiratebay . org এইখানে যাইয়া Cannibal Holocaust দিয়ে সার্চ করে সীড সোর্ট করে মেক্সিমাম সীড থেকে ডাওন দিলেত হয় । এই স্পেসিফিক লিংক দেবার মানে কি ?
পাহাড়ে পাহারায় আকাশ গোলক থেকে দেখি সব ফুলই ঘাস আমার আঙ্গিনা জুড়ে তোমার ভূমি গোলের ধাঁধাঁয় নাভীমূল কাতরায় তুমি কোথায় ?
লেখকের এবং মন্তব্যকারীর লেখায় অথবা প্রোফাইলে পরিষ্কারভাবে লাইসেন্স প্রসঙ্গে কোন উল্লেখ না থাকলে স্ব - স্ব লেখার এবং মন্তব্যের সর্বস্বত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারী কর্তৃক সংরক্ষিত থাকবে । লেখকের বা মন্তব্যকারীর অনুমতি বা সূত্রোল্লেখ বা কৃতজ্ঞতা স্বীকার ব্যতিরেকে লেখার বা মন্তব্যের আংশিক বা পূর্ণ অংশ কোন ধরনের মিডিয়ায় পুনঃপ্রকাশ করা যাবে না ।
ফিরে এসো গুরু আমাদের মাঝে … . দোয়া করি বিদাতার কাছে তুমি যেন খুব দ্রুত সু্স্থ হয়ে যাও … … . . আবার গাইব মোরা একসাথে
সংশোধিত সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস শব্দবন্ধ বাদ দেওয়ার প্রতিবাদে বিএনপির মিত্র বলে পরিচিত ১১টি দল রোববার সকাল ৬টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত হরতালের ডাক দেয় । ইসলামী আন্দোলন হরতাল করে শুধু রোববার ।
লেখক বলেছেন : দিলাপু , কাবেরী গায়েন কে বল আমার কথা । ২ টা রাখি একদিনে পরব আমি । দেখা যাইব , ভয় পাও কিনা কাবেরীও আমারে ডরায় না
ঢাকা , ১১ জুলাই ( শীর্ষ নিউজ ডেস্ক ) : গত বছর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে যুক্ত হন বলিউড বাদশা শাহরুখ খান । যুক্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পেয়ে গিয়েছিলেন রেকর্ড সংখ্যক ১০ হাজার অনুসারী বা ভক্ত । এবার টুইটারে আরেকটি নতুন রেকর্ড গড়লেন এই বলিউড তারকা । এই রেকর্ডটি হলো_ বর্তমানে তাঁর অনুসারীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে । এছাড়া বলিউড তারকাদের মধ্যে গত মাসে প্রথমবারের মতো টুইটারে প্রিয়াঙ্কা চোপড়ার অনুসারীর সংখ্যা দাঁড়ায় ১০ লাখ । এই মাইলফলকের কাছাকাছি অবস্থানের অন্য বলিউড তারকারা হলেন অমিতাভ বচ্চন ( ৮ লাখ ৯৭ হাজার ৬৪৫ ) ও সালমান খান ( ৮ লাখ ১৭ হাজার ৫৬৮ অনুসারী ) । ৪৫ বছর বয়সী এই শাহরুখ খানের অনুসারীদের মধ্যে রয়েছেন ক্রিকেটার শচীন টেন্ডুলকার , লেখক ও রাজনীতিক শশী থারুর , অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মতো বহু বিখ্যাত ব্যক্তিত্ব । বিষয়টি দারুণভাবে উপভোগ করছেন শাহরুখ । টুইটারে লিখেছেন , ১০ লাখ অনুসারী যুক্ত হওয়ার আনন্দে মেয়েকে নিয়ে বাম্বি দেখছি । আমি উচ্ছ্বসিত বোধ করছি । সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার প্রতি রইল ভালোবাসা । ( শীর্ষ নিউজ ডটকম / এমএইচ / এস / ২১ . ৪২ ঘ . )
চলেন আমরা দুজন মিলে চাষ শুরু করি । কি বলেন ? ? : )
আজ পেলে তাঁয় হুম্ড়ি খেয়ে প ' ড়তুম মাগো যুগল পদে , বুকে ধ ' রে পদ - কোকনদ স্নান করাতাম আঁখির হ্রদে । ব ' সতে দিতাম আধেক আঁচল , সজল চোখের চোখ - ভরা জল - ভেজা কাজল মুছতাম তার চোখে মুখে অধর - ধারে , আকুল কেশে পা মুছাতাম বেঁধে বাহুর কারাগারে ।
ঢাকা , ৯ জুলাই ( শীর্ষ নিউজ ডেস্ক ) : জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে নারায়ণগঞ্জ জেলা । শনিবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে আসরের দ্বিতীয় সেমি ফাইনালে টাইব্রেকারে তারা ৪ - ৩ গোলে পরাজিত করে যশোর জেলাকে । নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হয় । এরপর ফাইনালিস্ট নির্ধারিত হয় টাইব্রেকারে । আগামী ১১ জুলাই ফাইনালে একই ভেনূ্যতে বিকেল ৪টায় তারা বাংলাদেশ আনসার ও ভিডিপি ' র মুখোমুখি হবে । শুক্রবার প্রথম সেমি ফাইনালে সাতক্ষীরা জেলাকে ৬ - ১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে আনসার । ( শীর্ষ নিউজ ডটকম / এমআর / সস / ২২ . ২২ঘ . )
সাহাবায়ে কেরামের আছার , মদীনার বিখ্যাত সাত ফকীহ ও অন্যান্য তাবেয়ীর ফতোয়া এবং খলীফায়ে রাশেদ হযরত উমর ইবনে আবদুল আযীয রাহ . - এর ফয়সালা দ্বারা দু ' টি বিষয় প্রমাণ হয় :
প্রতাপাদিত্য রুক্মিণীর সহিত লোক দিতে আদেশ করিলেন ও প্রহরীদিগের প্রতি যথাবিহিত শাস্তির বিধান করিলেন । একে একে সভাগৃহ শূন্য হইয়া গেল । কেবল মন্ত্রী ও মহারাজ অবশিষ্ট রহিলেন । মন্ত্রী মনে করিলেন , মহারাজ অবশ্য তাঁহাকে কিছু বলিবেন । কিন্তু প্রতাপাদিত্য কিছুই বলিলেন না , স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন । মন্ত্রী একবার কী বলিবার অভিপ্রায়ে অতি ধীরস্বরে কহিলেন , " মহারাজ । " মহারাজ তাহার কোনো উত্তর করিলেন না । মন্ত্রী ধীরে ধীরে উঠিয়া গেলেন ।
রাতের আকাশে আজ অজস্র তারাদের মেলা , যতদূর চোখ যায় শুধু অন্ধকারাছন্ন পরিবেশ । রাতের গভীরতা , আরোও গভীর থেকে গভীরতর হয় , পূর্ব দিকের বন থেকে এই গভীর রাতে ডাহুক পাখি উরে যায়
ব্যাপারখানা এই - - শানিয়াড়ির বিখ্যাত বনিয়াদী ধনীর বংশে ভবানীচরণের জন্ম । ভবানীচরণের পিতা অভয়াচরণের প্রথম পক্ষের পুত্র শ্যামাচরণ । অধিক বয়সে স্ত্রীবিয়োগের পর দ্বিতীয়বার যখন অভয়াচরণ বিবাহ করেন তখন তাঁহার শ্বশুর আলন্দি তালুকটি বিশেষ করিয়া তাঁহার কন্যার নামে লিখাইয়া লইয়াছিলেন । জামাতার বয়স হিসাব করিয়া তিনি মনে মনে ভাবিয়াছিলেন যে , কন্যার বৈধব্য যদি ঘটে তবে খাওয়া - পরার জন্য যেন সপত্নীপুত্রের অধীন তাহাকে না হইতে হয় ।
আমার ভোট অবশ্যই ভার্সন এর পক্ষে , সব শব্দই কি অনুবাদ করতে হবে । যেমন : চিয়ার কে কেদাড়া বলতে কম মানুষকে শুনেছি ।
সোনার বাংলা রিপোর্ট কথিত যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জামিন আবেদন নাকচ করে দিয়েছে ট্রাইব্যুনাল । আদালত তাদের চিকিৎসার ব্যবস্থা করতে কারা কর্তৃপকে নির্দেশ দিয়েছে । অপরদিকে গত ৩১ মে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও প্রখ্যাত মোফাসসিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আদালতে হাজির করলে তারও জামিন আবেদন ৪র্থ বারের মতো নাকচ করে দিয়েছে ট্রাইব্যুনাল । উল্লেখ্য মাওলানা সাঈদী অসুস্থ , তাকে ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতাল হতে এ্যাম্বুলেন্স করে ট্রাইব্যুনালে হাজির করা হলে এক ঘণ্টা হুইল চেয়ারে বসিয়ে রাখা হয় । তার বিরুদ্ধে ৪ হাজার ৭৮ পৃষ্ঠার একটি প্রতিবেদন তৈরি করেছে তদন্তসংস্থা । তার বিরুদ্ধেও অভিযোগ গঠনের প্রস্তুতি চালাতে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে । গত ১ জুন মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহম্মদ মুজাহিদের সাথে সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল । তাদেরকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে তদন্তসংস্থা । তদন্তসংস্থার আবেদনে গত ১ জুন ট্রাইব্যুনাল এ নির্দেশ দিয়েছে । এ দুজনকে একদিন করে জিজ্ঞাসাবাদ করতে পারবেন তদন্ত কর্মকর্তারা । জিজ্ঞাসাবাদের সময় তাদের আইনজীবী ও চিকিৎসককে রাখতে হবে পাশের ক । ে চারজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন আগামী ১২ জুলাইয়ের মধ্যে দাখিল করতে তদন্তসংস্থাকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল । এর মধ্যে প্রতিবেদন চূড়ান্ত না হলে অগ্রগতির প্রতিবেদন জমা দিতে হবে । ইতোপূর্বে মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে সেফহোমে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তসংস্থা । গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে জামায়াতে ইসলামীর পাঁচ শীর্ষনেতার পাশাপাশি বিএনপির দুই নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে । তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্ত সাপেে জামিনে রয়েছেন ।
এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা । শুদ্ধ বাকির দায় যাবি যমালয় তোর কপালে হবে দায়মালি ছাপা । । কীর্তিকর্মা সেহি ধনী অমূল্য মাণিক মণি তোরে করিলেন কৃপা । সে ধন এখন হারালি রে মন এমনই কি তোর কপাল বে ' দফা । . . .
অনেক লিখে ফেলছি আর নাহ আজকে । বাকিটা নেক্সট দিন । আমার ফুয়েলেও শেষ আপনরা বিরক্ত হইলে কিছু করার নাই আমি এমনিও বাচাল । সে লেখার সময়ও বাচলামিটা উপেক্ষা করতে পারি না
মহি উদ্দিন , বিন আরফান . , এবং আযহা সুলতান পছন্দ করেছেন ।
আর তাতে ধান যা হল । সে ধান রাখবার জন্য যে গোলা তয়ের হয়েছিল , তার একধারে দাঁড়ালে আর এক ধার দেখা যেত না । - তারপর ?
নওগাঁ , ১২ জুলাই : নওগাঁ জেলার পত্নীতলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১১ এর পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে । মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী বিভাগের কমিশনার মো . আব্দুল মান্নান এই কার্যক্রমের উদ্বোধন করেন । এ অনুষ্ঠানে নওগাঁর জেলা প্রশাসক ড . মোছাম্মৎ নাজমানারা খানুম সভাপতিত্ব করেন । . . . . বিস্তারিত »
সংবিধান থেকে " আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস " তুলে দিয়ে " ধর্মনিরপেক্ষতা " প্রতিস্থাপন করার প্রতিবাদে ঈমান রক্ষার দাবীতে হযরত পীর সাহেব চরমোনাই আহুত আগামী ১০ জুলাই সকাল সন্ধ্যা হরতাল সফল করতে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বাত্বক প্রস্তুতি গ্রহণ অব্যাহত রেখেছে । হরতাল শান্তিপূর্ণভাবে সফল করতে জেলা শাখার নিয়মিত বৈঠকে জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওঃ মোহাম্মদ আলী বলেন , এ হরতাল দেশ ও জনগণের পক্ষে ইসলাম ও ঈমান রক্ষার হরতাল । শুধু আওয়মীলীগ , বিএনপি নয় সকল মুসলিমের উচিত এ হরতালে অংশ গ্রহণ করা । সভায় জেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী এ আর এম ফরিদুল আলম , সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শোয়াইব , অর্থ সম্পাদক সেলিম উদ্দিন সহ অর্থ সম্পাদক মাওঃ ফজলূল করিম , আলহাজ্ব বদিউল আলম ডাঃ মোঃ আমিন ছাত্রনেতা শাওন , জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এদিকে হরতাল সফল করতে রামু উপজেলায় প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে । এতে অংশগ্রহণ করেন উপজেলা সভাপতি মাওঃ শামসুল হক সেক্রেটারী মাওঃ হাঃ ফারুক , জয়েন্ট সেক্রেটারী মাওঃ মুহিব উল্লাহ , মাওঃ ছানা উল্লাহ ও জাহেদুর রহমান প্রমুখ । উখিয়া উপজেলায় উখিয়া , কোটবাজার ও মরিচ্যাবাজারে সভাপতি মাওঃ আব্দুল গফুর নদীম এর নেতৃত্বে প্রস্তুতি সভা , গণ সংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে । এতে উপজেলা সহ সভাপতি মুফতি মুসলিম , সেক্রেটারী এইচ এম কলিম উল্লাহ , অর্থ সম্পাদক হাঃ মাহমুদুল হক প্রচার সম্পাদক মাস্টার কলিম উল্লাহ , মাস্টার জসিম উদ্দিন হলদিয়াপালং প্রতিনিধি কাজী নুরুল ইসলাম জালিয়াপালং প্রতিনিধি মাওঃ নূরুল আমীন অংশ গ্রহণ করেন । কক্সবাজার পৌরসভায় হরতাল সফল করতে অদ্য শাখার অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতি সভা সভাপতি মাওঃ মনজুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে সহ সভাপতি মাওঃ জাহেদুর রহমান সেক্রেটারী মাওঃ আয়াতুল্লাহ প্রচার সম্পাদক শহিদুল আলম , জহিরুল ইসলাম ছাত্র নেতা মোঃ রাশেল সহ পৌর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় শান্তিপূর্ণ হরতাল সফল করতে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণের সিদ্ধান্ত হয় । চকরিয়া উপজেলা শাখার সভাপতি মুফতি শমসুল হক কাসেমীর নেতৃত্বে গণ সংযোগ ও প্রস্তুতি সভা উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় এতে সহ সভাপতি ডাঃ শেহাব উদ্দিন সেক্রেটারী মাওঃ নূরুল্লাহ সিকদার জয়েন্ট সেক্রেটারী মোঃ ইসহাক ও ছাত্রনেতা মোঃ সালাহ উদ্দিন অংশ গ্রহণ করেন । হরতাল সফল করতে প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিরতণ অব্যাহত রয়েছে । জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওঃ মোহাম্মদ আলী শান্তিপূর্ণ সকাল - সন্ধ্যা হরতাল সফল করতে সকল সংশ্লিষ্ট প্রশাসন , দোকান মালিক সমিতি ও পরিবহণ মালিক সমিতির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন ।
লেখক বলেছেন : আপনারা লেখা পড়ে মন্তব্য দেন আমার খুব ভালো লাগে । আপনাদের শুভকামনা আমার সাথে থাকবে , ধন্যবাদ
এর সাথে সাথে উনি bipolar disorder এ ভুগছে । উনার লিখার মধ্যে অনেক bipolar কথা আছে । psychiatrist এর কাছে emergency জান ।
ছবুর মানে না এছাক মানেনা ছবুর গদাই পঙ্খীর মতন করে উড়ু উড়ু । ঢালুয়া খালের মতন হৈয়ে মন ঢলুয়া খানের হোঁত২ কন দিগদি কন্ডে যাইব খুঁজি ন পার পোঁত৩ । দিলৎ নাই খোসালী৪ তার মুয়ৎ৫ নাইরে মাত বিলাইর মতন চুপ্পে চুপ্পে তোয়ার৬ ইন্দুর গাঁৎ । ।
দর্জি নানা ধরনের এমব্রয়ডারির ব্যবহারে জমকালো সব সালোয়ার - কামিজ এনেছে দর্জি । কাতান পাড় , লেস , চুমকি ও পুঁতির ব্যবহার হয়েছে পোশাকে ।
টিকেটের দাম তো অতি সামান্য । ব্রোঞ্জ - ৩০০০ , ৫০০০ , ১০০০ , প্লাটিনাম - ২৫০০০
খুব সুন্দর একটি বন । নাম মায়াবন । প্রচণ্ড ঠাণ্ডা পড়েছে । বাইরে কোন মানুষ বা পশু - পাখি নেই । শুধু একটা খরগোশ ছানা মনের কষ্টে একা একা বাইরে হেঁটে বেড়াচ্ছে । তার কষ্ট হলো সে আকারে খুবই ছোট । আর ছোট বলেই বনের অন্য সব পশু তাকে খেলতে নেয় না , তার সাথে মিশতে চায় না । তবে খরগোশ ছানাটি কখনোই কারো সাথে খারাপ আচরণ করতো না । সে এসব কথা ভাবতে ভাবতে হাঁটছে আর কাঁদছে , এমন সময় হঠাত্ একটা কান্নার আওয়াজ শুনতে পেলো । প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে সে কাছে গিয়ে দেখে একটা কাঠবিড়ালী পড়ে আছে , তার পা কেটে রক্ত ঝরছে । কাঠবিড়ালী ছানাটিকে দেখে বললো - ও ভাই আমাকে একটু সাহায্য করবে ? আমি হাঁটতে পারছি না , পায়ে পচণ্ড ব্যথা হচ্ছে ।
চাটিকিয়াং রুমান বলেছেন : সম্ভবত শুধু বাংলাদেশেই হেব্বি ওজন ওয়ালি নায়িকা আছে ।
১ । টুইন টাওয়ারে হামলাকারী প্রথম বিমানের ফ্লাইট নাম্বার Q33 NY ২ । MS Word - এ হাইলাইট করুনঃ Q33 NY ৩ । ফন্ট সাইজ 48 করুন । ৪ । হাইলাইট করা অবস্থাতেই ফন্টকে " WINGDINGS " - এ চেঞ্জ করুন ।
মতলব ব্যুরো ঃ মতলবে অপহরনের ২১ দিন পর স্কুল ছাত্রী সীমা আক্তার ( ১৪ ) সহ অপরহরনকারী মামুন ( ২০ ) কে গোপন সংবাদের ভিত্তিতে ও ফোন নেটওয়ার্কের মাধ্যমে গত ২৩ মে রাতে থানার ওসি ( তদন্ত ) মোঃ মিজানুর রহমান পাটওয়ারী সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা গাজীপুর এলাকা থেকে তাদেরকে উদ্ধার করে মতলব দক্ষিণ থানায় নিয়ে আসে । থানা ও পারিবারিক সূত্রে জানা যায় , উপজেলার উপাদী গ্রামের সফিকুল ইসলাম মিয়াজীর মেয়ে সিমা আক্তার গত ৩ মে সকাল ৯টায় বিদ্যালয়ে যাওয়ার পথে একই গ্রামের আব্দুর রাজ্জাক মিয়াজীর ছেলে মামুন মিজি সহ তার সহপাঠীরা সীমাকে অপহরন করে নিয়ে যায় । সীমা আক্তার বহরী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী । ঘটনার দিন তার আত্মীয় স্বজন সীমা স্কুল থেকে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখোজি করে জানতে পারে সীমাকে মামুনসহ তার সহপাঠীরা অপহরণ করে নিয়ে যায় । এ ব্যাপারে সীমার বাবা মোঃ সফিকুল ইসলাম বাদী হয়ে গত ৫ মে মামুন ও তার সহযোগী আঃ কুদ্দুছ মিয়াজী , মোঃ সবুজ প্রধান ও আঃ রাজ্জাক মিয়াজীকে আসামী করে ২০০৯সনের নারী ও শিশু নির্যাতন দমন ( সংশোধিত ২০০৩ ) এর ৭ / ৯ ( ১ ) / ৩০ ধারায় মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন । এলাকাবাসী সূত্রে জানা গেছে , সীমা ও মামুনের সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক চলে আসছিল ।
মনজুর আহমদ গোয়াইনঘাট ( সিলেট ) থেকেঃ সীমান্ত রক্ষায় এলাকাবাসীর দিনরাত পাহারা জোরদার করা হয়েছে । আজ শনিবার ভোর ৬টা থেকে যে কোন সময় গোপনে বাংলাদেশেী জরিপ দল তামাবিল স ' ল বন্দর এলাকার ৩একর ভুমি গোপনে ভারতকে ছেড়ে দেওয়ার ইঙ্গিত একটি সুত্র নিশ্চিত
পশ্চিমা বিশ্বে এসব প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েট ছাত্ররা হালাল ফুড মনিটরিং , ইসলামি তাকাফুল , ইসলামি ব্যাংকিং ও জীবনের প্রতিটা স্তরে ইসলামের আহ্বান ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন । সমাজের বিভিন্ন সেবামূলক কার্যক্রমেও নিজেদেরকে সম্পৃক্ত রাখছেন সমান ভাবে ।
সবার কাছ থেক পুনরায় ক্ষমা প্রার্থনা পুর্বক । আজ এ পর্যন্তই । পরবর্তীতে আবার আসব আপনাদের জ্বালাতে
ইদানিং পিসি ব্যবহারকারীরা অনেক সচেতন । বেশিরভাগ ব্যবহারহারকারীই তাদের পিসিতে এন্টিভাইরাস ব্যবহার করে থাকেন । এন্টিভাইরাস ব্যবহারের পর ও অনেক সময় পিসি ভাইরাস আক্রান্ত হয় । কারন সব এন্টিভাইরাস সব সময় সব ভাইরাস ডিটেক্ট করতে পারেনা । তাই বলে একটা পিসিতে অনেক এন্টিভাইরাস ব্যবহার করাটা ও বুদ্ধিমানের কাজ হতে পারেনা । কারন একাধিক এন্টিভাইরাস পিসিতে ইনস্টল করলে পিসির পারফর্মেন্স কমে যাবে । এজন্য বিকল্প একটা ব্যবস্থা হতে পারে পোর্টেবল এন্টিভাইরাস যা ইউএসবি বা রিমুভেবল ড্রাইভ থেকে রান হবে । এধরনের কিছু এন্টিভাইরাসের নাম ও সোর্স নিচে দেওয়া হল ।
৪নং লক্ষীপাশা ইউনিয়নঃ মোঃ নজরুল ইসলাম , নিমাদল । সিরাজুল হক , নিমাদল । ইসলাম আলী , নিমাদল । তোতা মিয়া , লক্ষীপাশা । তজমুল আলী , লক্ষীপাশা । ফাতির আলী , লক্ষীপাশা । সালিক মিয়া , লক্ষীপাশা । জোবেদ আহমদ , লক্ষীপাশা । ওয়েছুর রহমান , লক্ষীপাশা । শহীদ মোস্তফা জামান , লক্ষীপাশা । ফখরুল ইসলাম , ঘাষিবর্ণি । ওখন মিয়া , লক্ষীপাশা । ছমেদ আলী , ঘোষগাঁও । আমজাদ আলী , ঘোষগাঁও । হিমাংশু চক্রবর্তী , ঘোষগাঁও । ফারুক মিয়া , ঘোষগাঁও । শহীদ মোস্তফা মিয়া , বাউশী । মোঃ শামছুল ইসলাম , নিমাদল । মোঃ মফজিল আলী ( মউর মিয়া ) , কটালপুর ।
আপনি আমায় কবি ভাবলেন এতেই আমি খুশী সত্যিকারের কবিদের ভাই যোগ্যতাটা বেশী । লেখার সুযোগ পেলে হঠাৎ লিখি ফালতু ছড়া , কবি হবার শখ নেই ভাই , চাইনা খেতে ধরা ।
জারিগান পরিবেশনার জন্য দিন - রাতের কোনো বিধি নিষেধ নেই । তাই রাত ও দিন উভয় সময়েই জারিগানের আসর চলতে পারে । মহররম ছাড়াও বিভিন্ন ধরনের মেলা , উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও আজ কাল জারিগানের অনুষ্ঠান করা হয় ।
উইকিপিডিয়া বাদেউ লাভ নাকরের প্রতিষ্ঠানহান উইকিমিডিয়া ফাউন্ডেশন , আরাকউ আক্কুস ঠার বারো উদুম - দুৱা প্রকল্পনো কাম করের :
স্থানীয় সূত্রে জানা যায় , শুক্রবার সকালে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু ঘটে । ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে । তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায় নি ।
কাজে আসতে পারে নাকি আসবে ? ? ? য হোক আপনিও কিছু দরকারী লিংক দিতে পারেন এখানে . .
লক্ষ্মীপুর প্রতিনিধি : : লক্ষ্মীপুরের রামগতিতে গত শুক্রবার রাতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে । উপজেলার আলেকজান্ডার জনতাবাজার এলাকায় সংঘটিত এ ঘটনায় ডাকাতের গুলিতে বিদ্ধ হয়েছেন গৃহবধূ নারগিছ আক্তার ( ২২ ) এবং ডাকাতের এলাপাতাড়ি কোপে গুরুত্বর আহত হয়েছেন গৃহকর্তা কামাল উদ্দিন ( ৩০ ) ।
অস্ট্রেলিয়া • নরফোক দ্বীপমালা • ক্রিসমাস দ্বীপমালা • কোকোস ( কিলিং ) দ্বীপমালা • নিউজিল্যান্ড •
নিহতের স্বামী শাহ আলম জানান , তার ৩টি ছেলে - মেয়ে আছে । তাকে না জানিয়ে হাসপাতালে গিয়ে স্ত্রী লাইগেশন করায় । লাইগেশনের সময় সঠিকভাবে অপারেশন না করায় তার স্ত্রী মারা যান বলে তিনি অভিযোগ করেন ।
অর্থাৎ গোনাহের আধিক্যের কারণে কখনো মনে করো না যে , তোমার মাগফেরাত হবে না , কেননা তোমার গোনাহ যত বেশী আল্লাহর মাগফিরাত তার চেয়ে প্রশস্ত । তদ্রূপ নিজের আমলের উপর ভরসা করে বসে থেকো না , এটা একধরনের অহঙ্কার । তোমার নেকআমলের পরিমাণ যত বেশীই হোক না কেন , আল্লাহর রহমত ছাড়া তোমার ' বেড়া ' পার হতে পারে না । এমনকি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন , ' আমি নিজেও আল্লাহর রহমত ছাড়া পার হতে পারবো না । '
আনু মুল্লাহ বলেছেন : ভাল লাগল । এই সব রূপকথার গল্প আমাদের সম্পদ । কিন্তু এখনকার টম এন্ড জেরী , সিন্ড্রেলা ইত্যাদির আগ্রসনে আমাদের এইসকল দিকবিজয়ী সম্পদ হারিয়ে যেতে বসেছে ।
ভারত সরকার ১৯৯৮ সালের ডিসেম্বরে ইন্দ্রলাল রায়ের জন্মশতবার্ষিকীতে স্মারক ডাকটিকেট প্রকাশ করে । এছাড়া ফ্রান্সে তাঁর সমাধির ওপর বাংলা ও ফরাসি ভাষায় গৌরবগাঁথা লেখা হয় । তাঁর নামে কলকাতায় একটি সড়কও রয়েছে । এই বাঙালি বীরের পরিবারের আরেক সন্তান , এয়ার মার্শাল সুব্রত মুখার্জিও ছিলেন একজন ফাইটার পাইলট ও স্বাধীন ভারতের প্রথম বিমানবাহিনী প্রধান ।
মনি ভাইয়ের তিশা এবং তিশা ওয়ার্ল্ড দুটোই ওনার কাছে এখন এক্সপায়ার্ড ।
: . গৃহ হারা বলেছেন : আমার ৮ নাম্বার মন্তব্য একটু দেখেন ! কি করি বলেন তো ?
১৯ জুন ( শনিবার ) : ক্যামেরোন - ডেনমার্ক মাঠ : লফটাস ভার্সফেল্ড স্টেডিয়াম ( প্রিটোরিয়া ) , সময় : বিকেল ৫ . ৩০মিনিট
খুলনা : খুলনার আবাসিক হোটেল রাজ মুকুটে মিসেস হাসিনা বেগম ( ৩০ ) নামে এক গৃহবধূ খুন হয়েছেন । গতকাল বেলা ২টার দিকে পুলিশ হোটেলের চতুর্থ তলার ৫০৫ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে । পুলিশের ধারণা , তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে । এ ঘটনার পর থেকে স্বামী রাজু আহমেদ পলাতক রয়েছে ।
চলমান বাক্য বা শব্দ তৈরি করার সহজ পদ্ধতি
নিজ এলাকার জনতার মুখোমুখি হয়েছেন ডিসিসির ১২ নাম্বার
ভাগবত চটিয়া গিয়া কহিল , " ও - সব কথায় আমাদের কাজ কী ভাই ? তুমি বড়োমানুষ লোক , তুমি নিজের ঘরে বসিয়া রাজা - উজির মার , সে শোভা পায় । আমি গরিব মানুষ , আমার অতটা ভরসা হয় না । "
মাইনকা চিপাই পরছি রে ভাই । একদিকে ধানমন্ডির ৫ নাম্বার রোডে ইয়েস কার্ড যারা পাচ্ছে তারাতো অলরেডি নিজেদেরকে এমপি , মন্ত্রি ভেবে মিষ্টির বন্যা বয়ে দিচ্ছে । তাই না দেখে নিজ ঘরে যারা জেলে তাদের আর খোলস বদলানো বাদ পরা সস্কারবাদিদের সেকেন্ড ইন কমান্ড রা ( যারা এতদিন সু্যোগের অপেখায় ছিল , বসেরা জেলে যাওয়াতে সোনার হরিন এখন নিজ উঠানে দৌরাদৌরি শুরু করছে ) ১৮ নি করার জন্য বিদ্রহের ডামাডোল বাজাচ্ছে । তলে তলে সবকিছু রেডি করছে । কিন্তু সমস্যা হলো , পাবলিক তাদেরকে লুটেরা গডফাদারগুলার মতো তেমন একটা চেনেনা ৫ বছর শয়তানগুলার ঠেলায় তারা ত আর কোনদিন মিডিয়ায় চেহারা দেখাতে পারেনি ( ইশ কি ভুলটাই না হইছে , কে আর জানতো আজ এই দশা হবে ) । তাইলে তো গ্যরান্টি টা : - SS : - SS । ঘরে বাইরে সব খানে এখন নির্বাচনি হাওয়ায় হাওয়া ভবনের বেহাল দশা । বু্ড়া দেলোয়ার আর ম্যডাম খালা ধিরেধিরে - - ( একেলা হয়ে যাচ্ছে । অন্ধের শেষ সম্বল জামাতির লাঠি সেটাও হারিয়ে গেল ।
আলোচনা অনুষ্ঠানের শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । জাপানে বাংলাদেশের স্থানীয় শিল্পগোষ্ঠী উত্তরণ ভিবিন্ন সংগীত পরিবশনের মাধ্যমে দশর্কেদর আনন্দ দেন । পরিশেষে গ্রেটার নোয়াখালী সোসাইটি সবাইকে নৈশ ভোজে অংশগ্রহন করার জন্য অনুরোধ করেন ।
Bangla . IM এমন এক ওয়েব সাইট যেখানে আপনি নিজের নামে একটা সুন্দর ও ছোট ই - মেইল একাউন্ট পাবেন । এবং এই ই - মেইল একাউন্ট ব্যবহার করে আপনারা একই সাথে বাংলা ই - মেইল পাঠাতে ও গ্রহন করতে পারবেন । পাশাপাশি আপনারা একে অন্যের সাথে বাংলাতে চ্যাটিং করতে পারবেন । বাংলা . IM এ কোন বন্ধু হবার জন্য প্রস্তাব পাঠতে হয় না । এখানে সবাই সবার বন্ধু । কারণ আমারা বাঙালি আমাদের ভাষা এক এবং আমরা সবাই সবার বন্ধু ।
০ ১১টি গোলাপ = পৃথিবীতে তোমাকেই আমি সবচেয়ে বিশ্বাস করি ।
( ক ) ছুদুমুডু বাতারী ( ছোট্ট ইঁদুর ) ঠারে কতা কয় , কাজ্যেয়া লাগায়া বাতারী চাঙ ( সিলিং এ ) উঠ্যেয়া বয় । ( খ ) জাগ্যেয়া করেনা রাও , জানে হগল ( সকল ) কথার বাও । ( গ ) মিরমিড়্যোয়া গুড়া ( ঘোড়া ) কালাই খাওনের যম । ( ঘ ) কি করবো সুজন ফুতে ( পুত্রে ) কাঠ কুরালী ( গাছ ছিদ্রকারী পাখি ) তার সাথে হুতে ( শোয় ) ।
সুতা সংগ্রহ করে কখনো সরাসরি চরকায় পেঁচিয়ে তা গোছানো হয় , আবার কখনো চরকায় তোলার আগে তাতে রং করা হয় । এরপর লুঙ্গির নকশা ঠিক করে টানা দেওয়া হয় । টানার পর সেটা তোলা হয় তাঁতে । একসঙ্গে তাঁতে বোনা হয় এক থান মানে চারটা লুঙ্গি । বুনন শেষ হলে ধোলাই ও মাড় দেওয়া হয় । তারপর ভাঁজ করে যন্ত্র দিয়ে চাপ দেওয়া হয় লুঙ্গিতে । এ যন্ত্রের স্থানীয় নাম প্রেস । এরপর লুঙ্গি চলে যায় বাজারে ।
ফোরকান , খুলনা অফিসঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সহ - সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়ের পিতা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের দেওয়ান ( ৬৮ ) ইন্তিকাল করেছেন ( ইন্নালিল্লাহে . . . . . . . . . রাজিউন ) । লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার সকাল সাড়ে ৮টায় নগরীর ১৬ শেখপাড়া পুরাতন মসজিদ রোডস্থ নিজ বাসভবনে ইন্তিকাল করেন । মৃত্যুকালে তিনি স্ত্রী , দুই পুত্র ও আত্মীয় - স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন । তার গ্রামের বাড়ি লপিুরের রামগঞ্জের নওগাঁ গ্রামে । জোহর বাদ নগরীর কেডিএ এভিনিউ সড়কে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় । শেখপাড়া পুরাতন মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালামের ইমামতিতে জানাজায় উপস্থিত ছিলেন খুলনা ২ আসনের সংসদ সদস্য মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু , সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি , জেলা সাধারণ সম্পাদক এসএম শফিকুল আলম মনা , জামায়াতের মহানগর সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ , সহকারী সেক্রেটারি খন্দকার আব্দুল খালেক , খুলনা বিভাগীয় প্রেসকাব ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী , প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক মুনিরউদ্দিন আহমেদ ও এসএম জাহিদ হোসেন , মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ আনিসুজ্জামান , সেক্রেটারি হাসান আহমেদ মোল্লা , স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গাউসুল আজম গাউস , ফকরুল আলম , ডাঃ মোক্তার হোসাইন , নাসির উদ্দিন , মাওলানা এমরান হোসাইন , আজিজুল হাসান দুলু , শের আলম সান্টু , মহানগর ছাত্রদল সভাপতি আরিফুজ্জামান আরিফ , মহানগর শিবির নেতা আজিজুল ইসলাম ফারাজী , মীম মেরাজ হোসাইন , নাঈম ইসলাম , কসমুসের পরিচালক খায়রুজ্জামান সজিব , চেম্বারের পরিচালক আবুল বাশার পাটোয়ারী প্রমুখ । পরে মরহুমের লাশ বসুপাড়া কবরস্থানে দাফন করা হয় । সাংবাদিক আবুল হাসান হিমালয়ের পিতার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রেসকাব খুলনার সভাপতি কামরুল মুনীর ও মহাসচিব এহতেশামুল হক শাওন , মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ আনিসুজ্জামান ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা , বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য শেখ দিদারুল আলম , খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মকবুল হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক সুবির রায় , বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদু , খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি , সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি , জেলা সাধারণ সম্পাদক শফিকুল আলম মনা , সাহারুজ্জামান মোর্ত্তজা , সাবেক এমপি কাজী সেকেন্দার আলী ডালিম , ড . মামুন রহমান , সৈয়দা নার্গিস আলী , ফকরুল আলম , আমীর এজাজ খানসহ অঙ্গ - সংগঠনের নেতৃবৃন্দ , খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর আমীর সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ , উত্তর জেলা আমীর মাওলানা এমরান হোসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান , দণি জেলা আমীর মাওলানা আ খ ম তমিজউদ্দিন ও সেক্রেটারি গোলাম সরওয়ার , শ্রমিক কল্যান ফেডারেশনের খুলনা বিভাগীয় সভাপতি মাষ্টার শফিকুল আলম , খুলনা মহানগরী ছাত্রশিবির সভাপতি আতাউর রহমান বাচ্চু ও সেক্রেটারি সাইদুর রহমান সাইদ , উত্তর জেলা সভাপতি গাজী মোর্শেদ মামুন ও সেক্রেটারি সোহেল হোসেন , খুলনা সংস্কৃতি কেন্দ্রের সভাপতি এডভোকেট শাহ আলম ও সেক্রেটারী অধ্যাপক শেখ শামসুদ্দিন দোহা ।
১ নং ওয়ার্ড - কলতাপাড়া , গাড়ীদহ , দড়িপাড়া , মাগুরগাড়ী , রামনগর , হাটগাড়ী । ২ নং ওয়ার্ড - বনমরিচা , হাপুনিয়া , ৩ নং ওয়ার্ড - জুয়ানপুর , মোমিনপুর , মহিপুর , মহিপুর কলোনী , হাজীপুর , ৪ নং ওয়ার্ড , কানুপুরবোংগা হাপুনিয়া কলোনী , ৫ নং ওয়ার্ডকালসিমাটিদড়িবাংড়া বাংড়া ৬ নং ওয়ার্ডরামেশ্বরপুর , শিবপুর , ৭ নং ওয়ার্ডচকপাথালিয়া , নববৃন্দাবনপাড়া , চন্ডিজান , দামুয়া , রানীনগর । ৮ নং ওয়ার্ড - জয়নগর , ফুলবাড়ি । ৯ নং ওয়ার্ড - কাফুড়া , রণবীরবালা ।
নাজমুল আহসান পলাশ পিয়াস দ্বিতীয় শ্রেণীতে পড়ে । একটু দুষ্ট , কিন্তু সবার আদরের । দুষ্টরা অবশ্য আদর একটু বেশিই পায় । পিয়াসের মাঝে মাঝেই ঘাড়ে ভূত চাপে । সেই ভূত নামাতে সবারই অনেক কষ্ট করতে হয় । বাসার সবাই তাই ভয়ে ভয়ে থাকে । পিয়াস তার মামার সামনে দারিয়ে । মামা কি যেন লিখছে । মামা কি করছো ? কিছু না , কি . . . Read more »
অন্য কোন ভাষার মধ্যে কি এমন মধুমাখা মমতা আছে অন্য কোন ভাষার অভিধানে কি শিশুর মুখের প্রথম বুলি ' ' মা ' ' শব্দটি আছে , বাংলা ছাড়া আর কোন ভাষায় আছে ভাটিয়ালী সুর - মারফতি , দেহ তাত্ত্বিক , আধ্যাতিক আর জারি গান ?
গাজীপুর , ২৭ জুন : গাজীপুরে ভাওয়াল রাজবাড়ীর মাঠ সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও গাজীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন গাজীপুরের সচেতন যুবসমাজ । সোমবার সকালে জেলাপ্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচি পালিত হয় । শেখ মাসুদের নেতৃত্বে . . . . বিস্তারিত »
মাহজাবীন জুন বলেছেন : তোমার মাথায় বর্তমানে যে কিচ্ছু নাই তা আমি ম্যলা দিন আগেই বুঝতে পারছি হালিম ভালো লিখছো , কিন্ত মানুষের ভুল ধরে নিজে বানান ভুল লিখো এটা কেমন কথা জুম জুম না ঝুম ঝুম বৃস্টি আর শেশ কি শেষ হবে । সেদিন পেপারে পড়লাম মোবাইল নাকি বজ্রপাত কে আকর্ষন করে । সুতরাং মোবাইল হারিয়ে গেলে মন খারাপ কোরো না
চেরাগ আলী আপনি কোনানত্তে আইছেন , আন্নে কে ? হেই ব্যাপারে আংগোরে এবার কিছু কন । আন্নেরে হাগতম ।
পাকিস্তানি সাংবাদিক সেলিম শাহজাদ হত্যাকান্ডে সেদেশের সরকারের অনুমতি থাকতে পারে বলে জানিয়েছেন যুক্তরা . . .
চুয়াডাঙ্গা , ৫ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা নিমতলা সীমান্তে আজ মঙ্গলবার রাত পৌনে ১০টায় বিএসএফ চোরাচালানীদের দেখে ৩ রাউন্ড গুলিবর্ষণ করে । এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি । এ ঘটনার পর সীমান্তে টহল . . . . বিস্তারিত পড়ুন »
প্রস্তাবনাঃ Edition = প্রকাশ , Version = সংস্করন , Release = প্রকাশক্রম অামরা যেসব বিদেশী শব্দের সহজ সাবলীল বাংলা করা সম্ভব তা করতে পারি অার তাঁর ব্যবহার অামাদের অাগামী প্রজন্মের জন্য কার্যকরী করতে পারি । অামরা ইংরেজীতে অভ্যস্ত , বাংলিশে অভ্যস্ত , বাংলায় অভ্যস্ত ছিলাম । সেটাকে নিয়ে চলতে থাকা নিশ্চয় যুক্তিযুক্ত অার বুদ্ধিমত্তার পরিচায়ক হবে না । চেয়ার কে শুদ্ধবাংলায় কেদারা বলা হতো ৬০র দশকেও । অাজো অনেক বাংলাভাষী Easy Chair কে অারামকেদারা বলেন । অামাদের শিক্ষাজীবনে অামরা পরিষ্কার বাংলায় তথ্যপ্রযুক্তির ব্যবহার করতে চেয়েছি কিন্তু পারিনি । প্রযুক্তি বিদেশী ভাষায় ব্যবহার করতে করতে অামরা বিদেশী ভাষা অার সংকর ভাষায় অভ্যস্ত হয়ে গেছি । কিন্তু বাংলায় সুবিধাটা নেবার অাকাঙ্খা মনে সবসময় সুপ্ত ছিলো । অামাদের মনের সে সুপ্ত বাসনা , অাজকের বাংলায় তথ্যপ্রযুক্তি অান্দোলনের সূচনা করেছে । অার বর্তমানে চলছে পূর্ণজোয়ারকাল । অাজ অামরা হাতের কাছে বাংলায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের সুযোগ পেয়ে যদি না করি অার পরবর্তী প্রজন্মকে ও বিমূখ করি তবে অামাদের বাংলায়নের অান্দোলণ টা ভাষা শহীদদের জন্য সম্মান না হয়ে অপমান হয়ে যাবে । শুধু ১বার বিবেচনা করে দেখুন ভাষার জন্য কতটা নিবেদিত প্রাণ হলে , কতটা ভালোবাসা থাকলে নিজের জীবনকে তুচ্ছজ্ঞান করা যায় । অামরা যেভাবে বাংলিশে অভ্যস্ত হয়েছি ঠিক সেভাবে অাবার পরিপূর্ণ বাংলায় অভ্যস্ত হতে পারবো , সে অাশায়ঃ - " মোদের গরব মোদের অাশা অা - মরি বাংলাভাষা " ।
ঠাকুরগাঁও , ১০ জুলাই : ঠাকুরগাঁওয়ের ঝুঁকিপূর্ণ সেনুয়া বেইলি ব্রিজের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করায় এর একাংশ ধসে পড়েছে । এতে শনিবার সন্ধ্যায় দুই পাশের যানচলাচল বন্ধ হয়ে যায় । দুর্ভোগে পড়ে ৩০ হাজার মানুষ । ভুক্তভোগীরা জানায় , দীর্ঘদিন ব্রিজটি ঝুঁকিপূর্ণ থাকলেও কর্তৃপক্ষ মেরামতের উদ্যোগ নেয়নি । ফলে . . . . বিস্তারিত »
ঢাকা , ১২ জুলাই : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে ও মানি লন্ডারিং মামলায় শাস্তি প্রাপ্ত আসামি আরাফাত রহমান কোকো থাইল্যান্ডে নেই , তিনি এখন মালেশিয়ায় অবস্থান করছেন । ঢাকাস্থ থাই রাষ্ট্রদূত তাসানাওয়াদি মিনাশ্যারোয়েন . . . বিস্তারিত »
চে গুয়েভারা ২ বলেছেন : এইত্তা ফাউ এঞ্জিও ওয়ালার বাইচ্চা থাকার দরকার কি ? মানবাধিকারের তার কি বালের কাম করতে শুনি ?
আর ' মাই নেম ইজ খান ' ছবির পরিচালক করন জোহর পেয়েছেন সেরা পরিচালকের স্বীকৃতি ।
চেতনায়৭১ বলেছেন : সত্যি কথা কইতেছি । আজ ব্লগে ক্যাচাল লাগলে নাস্তিক , হিজবুতি ও মাজারী সব গুলারে পিটামু . . . . . . . গত কয়েকদিন শুধু কাহিনী দেখছি ।
কি করে আপনি এত ধনী হলেন ? : আমি এক ধনী ব্যবসায়ীর অংশীদার হয়ে কারবার শুরু করি ; তার ছিল টাকা আমার ছিল অভিজ্ঞতা । : তারপর ? : তারপর - - - - এখন আমার হয়েছে টাকা তার হয়েছে অভিজ্ঞতা ।
অন্য কানে গমগম করে বাজছিল একশানে যাওয়ার আগে কম্যান্ডার রুহুল ভাইয়ের কথাগুলো । বত্রিশ বছরে একটুও স্তিমিত হয়নি সেই শব্দের তীব্রতা - - " কাশেম , এই হইল তোমার দেশমাতার পতাকা । এইডারে উঁচু কইরা তুইলা রাখবা নিজের অন্তরে সারাটা জীবন । মাথা উঁচু কইরা বাঁচবা । মরনে ডর নাই কাশেম । এই মরনে সম্মান , কাপুরুষের মত পিছু হটে হাজার বছর বাইচা থাকার চায়াও । "
আফজাল খাঁ এবং তাঁহার সঙ্গীয় কতিপয় বিশিষ্ট লোককে প্রাচীর বেষ্টিত একটি উদ্যানবাটিকার মধ্যস্থ সুন্দর গৃহে স্থান দেওয়া হইয়াছিল । শিবাজী সেইখানে আসিয়া আফজাল খাঁ এবং অমাত্যবর্গকে বিশেষভাবে অভ্যর্থনা এবং সম্বর্ধনা করিলেন । শিবাজীর বিনয়নম্র ব্যবহার , মধুর সাদর সম্ভাষণ ও সশ্রদ্ধ যত্নে সকলেই পরশ পরিতোষ লাভ করিলেন ।
নন্দন বাছিলা । একখান নাদুস নদুস ছাওয়াল । হামাগুরি দিচ্ছে ফুটপাতে । হিসুতে ভেজা বালুর কাদা ।
আমি তো কোডিং - টোডিং কিছুই বুঝি না । আমার যে ডর লাগে ! যদি আউলা - ঝাউলা হইয়া যায় !
সব বুঝলাম কিন্তু ডস ডস প্রম্ট টা কি ক্লিয়ার করেন । নতুন পেনড্রাইভে এই পদ্ধতি কাজে লাগায়া দেহি । ভাইরাসের জ্বালা অনেক সইছি ভাই এইবার আর না ।
স্থানীয় একটি সূত্র জানিয়েছেন , নিহত কালংকর চাকমা ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থী কান্তিময় চাকমার নির্বাচনী এজেন্ট ছিলেন । নির্বাচনের ফলাফলে বিজয় নিশ্চিত হওয়ার পর বিজয়ী চেয়ারম্যান অমলেন্দু চাকমার একদল সমর্থক কালংকর চাকমাকে রাত সাড়ে ১১টায় বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে ।
ছবিগুলো ভালো লাগল । কখনো যাওয়া হয়ে ওঠেনি । অবশ্যই একবার যেতে হবে ।
1 . খাগড়াছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট 2 . খাগড়াছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত 3 . দীঘিনালায় নববধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ 4 . কুমিল্লা থেকে শিশু অপহরণ : আরো ১ জন আটক 5 . খাগড়াছড়িতে আদিবাসী অধিকার সংরক্ষণ কমিটির সংবাদ সম্মেলন
ভয়েস নির্বাহী পরিচালক - আহম্মদ স্বপন মাহমুদ বাড়ী নং # ৬৭ ( ৫ম তলা ) ব্লক # ক
রুহুল আমিন রুহেল : আমরা হক্কলে যুদি এক লগে নিয়ত করি " যৌতুক আমরা দিতামনায় , যৌতুক আমরা নিতামনায় " তাইলে দেখবা আস্তে আস্তে সবতা ঠিক অইগেছে । " মাংস হারাম আর সিরা হালাল " ইতা দুই নম্বরী কাম সবে ছাড়া লাগবো ।
এদিকে চালের দাম পাইকারি বাজারে ৫০ কেজি বস্তা প্রতি ২০ / ৩০ টাকা বেড়েছে । এদিকে চালের দাম কিছুটা বেড়েছে । কারওয়ান বাজারের উজ্জ্বল রাইচ এজেন্সির মালিক সোহেল জানান , পাইকারি বাজারে ৫০ কেজি বস্তায় ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে ।
বক বললে , ' কেন , উকুন তো বেশ লাগে ! তার জন্যে মারলে কেন ? তুই আমার বাড়ি চল । শুনেছি তুই খুব ভালো বাঁধিস । ' তাইতে উকুনে - বুড়ি বকের বাড়িতে রাঁধুনি হল । তার রান্না বকের বেশ ভালো লাগত , আর পাতে উকুন পড়লে তো সে খুব খুশিই হত ।
পোষ্ট করেছেন : ১৪ টি মন্তব্য করেছেন : ৩৩২ টি ব্লগ লিখছেন ০ বছর ১ মাস ১ দিন ব্লগটি দেখা হয়েছে : ২১৫০ বার
ইবস্ হারবাল বিউটি পার্লার নাসিরাবাদ কেয়ার সেলুন রোড - ৩ এইচ - ৯ হাউজিং সোসাইটি , চট্টগ্রাম চট্টগ্রাম - ৪১০০
যাক এতদিনে পেত্নীর হাত থেকে রেহাই পেলাম । : lol : : lol : নতুন পরী খোজা শুরু করতে হবে ! : n_n : n_n যাই সামিউল এর সাথে লাইন ধরি গিয়ে ! : - P : - P
Green এর জায়গায় White দিলে কী হবে বলুন তো ? আগামীকাল ইনশাআল্লাহ একটি এনিম্যাশন শেয়ার করব ।
এই বৎসরের প্রথম দিক থেকে নগরীতে নতুন একটি বাহন দেখা যাচ্ছে । যার নাম মোবাইল টয়লেট । এটি নগরীর গার্মেন্টস শ্রমিক , যানবাহন শ্রমিক বা ভাসমান কর্মজীবি মানুষের জন্য ২টাকাও ৫টাকার বিনিময়ে ব্যবহার করার সুন্দর একটি ব্যবস্থা । নগরীর যে সব স্থানে পাবলিক টয়লেটের ব্যবস্থা নেই , সেই সব স্থানে এই মোবাইল টয়লেট গুলো সাময়িক ভাবে রাখা হয় । এই কার্যক্রমটি ঢাকা সিটি কর্পোরেশন , ওয়াটার এইড ও আরবানের সহযোগিতায় চলছে ।
আধেকলীন হৃদয়ে দূরগামী ব্যথার মাঝে ঘুমিয় পড়ি আমি সহসা শুনি রাতের কড়ানাড়া ' অবনী বাড়ি আছ
গাভী পালনের অন্যতম উদ্দেশ্য দুধ উত্পাদন । আর তার জন্য প্রয়োজন সুষম খাবার সরবরাহ , রোগাক্রান্ত হওয়ার সাথে সাথে যথাযথ চিকিত্সাসহ অন্যান্য দৈনন্দিন পরিচর্যা । তবে এর সাথে আরো কিছু সহজ বিষয়ের দিকে নজর দিলে দুধের উত্পাদন আশানুরূপ মাত্রায় বাড়ানো সম্ভব । দুধে আশি ভাগের বেশি পানি থাকে । বাকি ১২ . ৫ ভাগ ফ্যাট নয় এমন শক্ত পদার্থ যেমন - ভিটামিন , মিনারেল ইত্যাদি । অবশিষ্টাংশ ফ্যাট । এক লিটার দুধ উত্পাদনের জন্য গাভীর প্রায় চার লিটার পানির প্রয়োজন হয় । অথচ অধিকাংশ সময় গাভীকে পর্যাপ্ত পানি দেয়া হয় না । যেমন - রাতের বেলা পিপাসা লাগলেও গাভী পানি পান করতে পারে না । পর্যবেক্ষণে দেখা গেছে , গাভীকে পর্যাপ্ত বিশুদ্ধ পানি দিলে দুধের উত্পাদন প্রায় ২০ শতাংশ বেড়ে যায় । তাই গাভী যেন প্রয়োজনমত পানি পান করতে পারে সে জন্য চব্বিশ ঘণ্টা পানির পাত্রে পানি দিতে হবে । প্রচলিত ধারণা হচ্ছে গাভীকে বেশি খাবার দিলে দুধ উত্পাদন বেশি হবে । পর্যাপ্ত পরিমাণে সুষম , পুষ্টিকর খাবার গাভীর শারীরবৃত্তীয় কার্যক্রম পরিচালনার জন্য এবং দুধ উত্পাদনের জন্য অপরিহার্য কিন্তু অতিরিক্ত খাবার কখনোই নয় । বরং এতে হিতে বিপরীত হয় । খাবার হজমের জন্য পাকস্থলীর রাসায়নিক পরিবেশ হচ্ছে ক্ষারীয় । গাভী যত বেশি জাবর কাটবে খাবারের সাথে বেশি লালা মিশ্রিত হবে এতে খাবার বেশি হজম হবে । গাভী জাবর কাটার সময় না পেলে খাবার হজম হবে না । আর এ কারণে পুষ্টিও কম পাবে । আর পুষ্টি কম পেলে দুধ উত্পাদনও কমে আসবে । তাই খাবার হজমের জন্য গাভীকে কমপক্ষে আট ঘণ্টা জাবর কাটার সময় দিতে হবে । বিশেষ করে সন্ধ্যার পর আর কোনো খাবার দেয়া ঠিক হবে না । গাভীকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করতে হবে । প্রতি লিটার দুধে প্রায় ১ . ২ গ্রাম ক্যালসিয়াম থাকার কারণে দুগ্ধবতী গাভীর দুধ উত্পাদনের জন্য বেশি পরিমাণে ক্যালসিয়াম প্রয়োজন হয় । খাবারের সাথে ক্যালসিয়াম সরবরাহ না করলে গাভীর হাড় থেকে ক্যালসিয়াম ব্যবহার করে থাকে । এতে হাড়ে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে গাভী দুর্বল ও অসুস্থ হয়ে পড়ে । দুধ উত্পাদনও কমে যায় । উপরের বিষয়গুলোর দিকে নজর দিলে খরচ কমের পাশপাশি দুধ উত্পাদন বৃদ্ধি পাবে । খামারি লাভবান হবে । - - - - - - লেখক : ডা . হাসান মুহাম্মদ মিনহাজেআউয়াল , ঢাকা | শনি , ২ জুলাই ২০১১ , ১৮ আষাঢ় ১৪১৮
এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনা তো মন , কাছে যাব , কবে পাব , ওগো তোমার নিমন্ত্রণ ।
পলাশ মাহমুদ লিখেছেন : এইখানে লিখা আছে : হাতের লেখা পরিস্কার পরিচ্ছন্ন + বানানের দিকে সু - সজর রাখবার জন্য । অচেনা কেউ !
ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন : ভাই মজা লন : ( আমি চাইলে এখন বাসায় চলে যেতে পারি কেউ কিছু বলার সাহস নাই কিন্তু কাজের গুরুত্ব বুঝে যাচ্ছিনা । এই যে আমি কষ্ট করেও কাজ করতাছি এটা বসের লাইগা অনেক কিছু একটু পর ৩০ মিনিট এর ১ঘন্টা পর ৪০ মিনিট ব্রেক আছে কাজে লাগাবো এই ৭০ মিনিট
মেহেরপুর , ১২ জুলাই : " দেশের বায়ু , দেশের মাটি , গাছ লাগিয়ে করব খাঁটি " এবং " ফল বৃক্ষে ভরবে দেশ , বদলে যাবে বাংলাদেশ " এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুরে ১০ দিনব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে । এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসন , সামাজিক বন বিভাগ . . . বিস্তারিত »
বেনাপোল , ৯ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি - রফতানি বাণিজ্য আরো গতিশীল করতে দুই দেশের কাস্টমস , বন্দর , চেম্বার অব কমার্স ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের অংশগ্রহণে জরুরি . . . . বিস্তারিত পড়ুন »
আচ্ছা বোরাক সম্পর্কে কিএকটু ধারণা পাওয়া যাবে ? যেমন দেখতে কি পঙ্খিরাজ ঘোড়ার মত ?
বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক পুলিশের মামলায় জামিন নিতে হাইকোর্টে এসেছেন । আজ মঙ্গলবার সকাল ১০ টা ২০ মিনিটে ইউনাইটেড হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে হাইকোর্টে নিয়ে আসা হয় । পুলিশ ফারুককে হাসপাতাল থেকে বের হতে বাধা দিচ্ছে - আদালতে আইনজীবীরা এ কথা জানালে সোমবার হাইকোর্ট তাকে আদালতে আনতে ঢাকার পুলিশ কমিশনারকে নির্দেশ দেয় । এর আগে ওই বেঞ্চে বিকেল ৪টায় শুনানির জন্য সময় নির্ধারণ ছিল । কিন্তু পুলিশের বাধার মুখে হাসপাতাল থেকে আদালতে আসতে পারেননি জয়নুল আবদিন ফারুক । বিষয়টি পরে নজরে আনা হলে আদালত শুনানির সময় পিছিয়ে ফারুককে আদালতে হাজির করতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দেন । প্রসঙ্গত , গত ৬ জুলাই বিএনপি - জামায়াত আহূত ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন সকালে মানিক মিয়া এভিনিউ এলাকায় পুলিশের বেধড়ক লাঠিপেটায় আহত হন বিরোধীদলীয় চিফ হুইপ ফারুক । তাকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ।
এবারে কোনোরকম দুর্ঘটনা ঘটিল না । দুইজনে দুই হাত ধরিয়া শচীশকে কলিকাতায় গ্রেপ্তার করিয়া আনিলাম । ছোটো ছেলে খেলার জিনিস পাইলে যেমন খুশি হয় শচীশ আমাদের বিবাহের ব্যাপার লইয়া তেমনি খুশি হইয়া উঠিল । আমরা ভাবিয়াছিলাম চুপচাপ করিয়া সারিব , শচীশ কিছুতেই তা হইতে দিল না । বিশেষত জ্যাঠামশায়ের সেই মুসলমানপাড়ার দল যখন খবর পাইল তখন তারা এমনি হল্লা করিতে লাগিল যে , পাড়ার লোকে ভাবিল কাবুলের আমির আসিয়াছে বা অন্তত হাইদ্রাবাদের নিজাম ।
আস্সালামু আলাইকুম । মিরাজ সম্পর্কিত একটি পোস্টে এরকম লেখা ছিলো যে , " মি ' রাজ এর রাতে রাসূলুল্লাহ ( ছাঃ ) কা ' বার হাতীমে , অন্য বর্ণনায় নিজ গৃহে ( উম্মে হানীর ) ঘুমিয়ে ছিলেন "
ভারতের তথাকথিত জাকির নায়েক ওরফে জোকার নায়েক একজন উচুদরের কাফির । কারণ সে বিভিন্ন সময় কারবালার জিহাদকে " Political Battle " বলে উল্লেখ করেছে । অথচ ইতিহাস ভিন্ন কথা বলে । ইতিহাস মতে , হযরত ইমাম হুসাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হক্বকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন কারবালার ময়দানে দান করে শাহাদাৎ বরণ করেছেন । জোকার নায়েক কারবালার ময়াদানের ঘৃনিত পশু ইয়াজিদের নামের শেষে " রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু " উচ্চারণ করে থাকে । অথচ কুরআন শরীফ - এর সূরা নিসার ৯৩ নম্বর আয়াত শরীফ - এর ইরশাদ হয়েছে , " যে ব্যাক্তি স্বেচ্ছায় কোন মু ' মিনকে কতল করে সে জাহান্নামী । " আর বুখারী ও মুসলিম শরীফে ইরশাদ হয়েছে , " হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত । তিনি বলেন , হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন , মুসলমানকে গালি দেয়া ফাসিকী ও কতল করা কুফরী । " কাজেই সাধারণ মু ' মিন মুসলমানকে কতল করা যদি কুফরী ও জাহান্নামী হওয়ার কারণ হয় তাহলে আল্লাহ পাক - এর হাবীব হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - এর লখতে জিগর ইমাম হুসাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুসহ আহলে বাইত - এর অন্যান্য সম্মানিত সদস্য ও সঙ্গীগণকে যারা শহীদ করেছে তাদের ব্যাপারে বলার অপেক্ষা রাখেনা যে , তারা সকলেই কাট্টা কাফির ও চির জাহান্নামী । কারবালার নরপশু ইয়াজিদ লা ' নাতুল্লাহি আলাইহি - এর সাঙ্গপাঙ্গ ও বর্তমানে ইয়াজিদের কায়িমক্বাম জোকার নায়েকের উপর অনন্ত কাল ধরে আল্লাহ পাক - এর লা ' নত বর্ষিত হোক ।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » বাংলা লায়ন ইন্টারনেট মডেম ৯৯৯ টাকা মাত্র
০ দূরের খাবার প্রয়োজন পড়লে পাশের জনকে অনুরোধ করুন ।
আর এইটা হইল গিয়ে হাই রেজুলুশন । মানে আনকম্প্রেসড সাইজ , একই জিনিস , তবে এটার সাইজ একটু বেশি ( ৮৩ কিলোবাইট ) । ধন্যবাদ , ভালো থাকবেন ।
ঘটনাটি কি আপনার জীবনে ঘটলো ? কোনটা ? আপনি বলবেন ?
মীলাদ ও কিয়াম করা উভয়টি বিদআত । এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এই বইটি ডাউনলোড করে পড়ুন । ধন্যবাদ
উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যাবহার করতে গিয়ে আমরা নানা রকম সফটঅয়্যার ব্যাবহার করে থাকি । কম্পিউটার সুস্থ - সবল রাখার জন্য আমরা বিভিন্ন সফটঅয়্যার ব্যবহার করি । তাই আজ প্রায় ৩০টি মত সফটঅয়্যার এর ডাউনলোড লিঙ্ক ও তাদের কার্যকারিতা নিয়ে এই পোস্ট আরও জানুন …
হরতাল আহ্বানকারী ১২ দল হলো - বাংলাদেশ খেলাফত মজলিস , ইসলামী আন্দোলন বাংলাদেশ , বাংলাদেশ খেলাফত আন্দোলন , সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ , নেজামে ইসলাম পার্টি , ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি - এনডিপি , ইসলামী ঐক্য আন্দোলন , জাতীয় গণতান্ত্রিক পার্টি ( জাগপা ) , মুসলিম লীগ , ইসলামিক পার্টি , বাংলাদেশ ন্যাপ ও ন্যাপ ভাসানী । এর সঙ্গে যুক্ত হয়েছে জাতীয় ওলামা পরিষদ , তাহযিব কমিটি , আইম্মা পরিষদ , জমিয়াতুল মোদাররেছিন , সচেতন ইসলামী জনতাসহ আরো নয় সংগঠন ।
সমস্যা হচ্ছে - অমৃত রায়ের অভাব । অভাবে পড়ে তিনি প্রতিবেশি জহির উদ্দিনের কাছ থেকে টাকা ধার করেছেন । ধার তিনি করতেই পারেন । যদিও টাকার অংক নেহায়েত কম নয় । ৪৬ হাজার টাকা । তবে এ টাকা অমৃত বাবু একবারে নেননি । বিভিন্ন সময়ে নিয়েছেন । কিন্তু অমৃত বাবু অভাবের তাড়নায় জহির উদ্দিনের টাকা আর ফেরৎ দিতে পারছেন না ।
বর্তমানে মোবাইল ফোন আমাদের নিত্য সঙ্গী । মোবাইল উপযোগী আরবী কুরআনও একাধিক পাওয়া যায় । কিন্তু এখন পর্যন্ত মোবাইলে সাধারণভাবে বাংলা ভাষা সাপোর্ট করে না । বিধায় এতে কুরআনের বাংলা অনুবাদ পড়ারও সুযোগ হয় না । তাই আমাদের হাতের মোবাইল ফোনটিতে যদি একটি কুরআন থাকত এবং সাথে বাংলা তরজমা থাকত থাকলে কতই না ভাল হত তাই না ?
সবাই জুতা আবিস্কার কবিতা মুখস্ত না করা পর্যন্ত ঢাকায় যান জটের কোন সমাধান হবে না । আসল সমস্যা ছেড়ে যদি উদ্ভট বিশেষজ্ঞদের নানা জটিল পন্থার পিছনে সবাই দৌড়ায় তাহলে তো যা হবার তাই হবে । আর আমরা তো তাই দেখছি । এখন আমাদের কাজ হবে ঝাড়ু মেরে সব ধুলা দিয়ে একাকার করা আর তারপর . . .
ভাঙনে একের পর এক বিলীন হচ্ছে উপজেলার কলাকান্দি , ভিটিকান্দি নারান্দিয়া ও জিয়ারকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের বসতবাড়ি , গাছ - পালা ও রাস্তা - ঘাট ।
বাংলা উচ্চারন গাইরিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ্বদ্বো - য়াল্লিন বাংলা অনুবাদ তাদের পথ নয় , ( যারা ) অভিশপ্ত এবং পথহারা হয়েছে ।
যুদ্ধাপরাধী ঘোষণার মামলায় আর কে কে বাদী হতে চান - এ বিষয়ে দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত । জামায়াতে ইসলামীর অধ্যাপক গোলাম আযম , মতিউর রহমান নিজামী , আলী আহসান মো . মুজাহিদসহ ৩৬ জনকে যুদ্ধাপরাধী ঘোষণা চেয়ে গত বছরের ১৩ নভেম্বর দায়ের করা মামলায় বৃহস্পতিবার ঢাকার নবম সহকারি জজ ইফতেখার আহমেদ আদালতকে এ আদেশ দেন । মামলার বাদি অ্যাডভোকেট লিটন মিয়া , রাজীব আহম্মেদ ও সাফায়েত হোসেন সজীব জানান , তারা দেওয়ানী কার্যবিধির সংশ্লিষ্ট আইন অনুযায়ী আদালতে জনস্বার্থ ও দেশের স্বার্থে দায়ের করা এ মামলায় আর কারা বাদী হতে আগ্রহী এ ব্যাপারে দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের জন্য প্রার্থনা করেন । শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন । মামলার তিনজন বাদীর আইনজীবী সৈয়দ আহমেদ মোস্তফা রানা বৃহস্পতিবার আদালতে দাখিল করা আবেদনে বলেন , " জনস্বার্থে দায়ের করা এ মামলায় কোনো ব্যক্তি বা সংগঠন বাদীপক্ষভূক্ত হতে চান কিনা তা জনগণকে জানানোর জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করা প্রয়োজন । " আবেদনে আরো বলা হয় , বিজ্ঞাপনটি প্রকাশ করা হলে জনগণ মামলার বিষয়বস ' সম্পর্কে অবহিত হবে । মামলার অন্য বিবাদীরা হচ্ছেন - জামায়াতে ইসলামীর নেতা মো . কামারুজ্জামান , আব্দুল কাদের মোল্লা , মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী , বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী প্রমুখ । যুদ্ধাপরাধী ঘোষণা করে তারা যেন কোনো প্রকার জাতীয় বা অন্য কোনো নির্বাচনে অংশ নিতে না পারে সে জন্য ৩৬ জনের বিরুদ্ধে ঢাকার জেলা জজ আদালতে গত ১৩ নভেম্বর এ মামলা দায়ের করা হয়
প্রজন্ম ফোরাম » ফোকাস » আবার কিছু বাজে শুটজ ।
গান - ঘরে আছিল ঘিরেত বাতি সদাই অগ্নি জ্বলে | তারে ছুইয়া কুমার পরতিজ্ঞ যে করে | | ঠিক এমন সময় ছান কইরা ভিজা কাপড়ে কাজলরেখা মন্দিরে প্রবেশ করল | ঢুইকাই দেখে যে তার স্বামী বাঁইচ্যা উঠছে | গান - গ্রহণ ছাড়িলে যেমন চান্দের প্রকাশ | কুমারে দেখিয়া কন্যা পাইল আশ্বাস | | প্রভাতের ভানু যিনি ছুরত সুন্দর | একে একে দেখে কন্যা সর্ব্ব কলেবর | | কন্যারে দেখিয়া কুমার লাগে চমত্কার | এমন নারীর রূপ না দেইখ্যাছে আর | | পরথম যৌবনে কন্যা হীরা - মতি জ্বলে | কন্যারে দেখিয়া কুমার কহে মিঠা বুলে | | " কোথা হতে আইলা কন্যা কি বা নম ধর | কিবা নাম বাপ মার কোন দেশে ঘর | | কিসের লাগিয়া কন্যা ভ্রম বনে বনে | স্বরূপ উত্তর দাও এই অভাজনে | | মাও ত নিঠুরা তোমার বাপ ত নিঠুর | ঘরের বাইর কইরা তোমায় দিল বনান্তর | | " আগু হইয়া পরিচয় কহে কঙ্কণ দাসী | " কঙ্কণে কিন্যাছি ধাই নাম কাঙ্কণ দাসী | "
ঘোড়াঘাট সংবাদদাতা ( দিনাজপুর নিউজ ডটকম ) ॥ দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার প্রথম নির্বাচনে পৌর বিএনপির সভাপতি আঃসাত্তার মিলন ( টেলিফোন ) প্রতীকে ৩৮০৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদন্দী ঘোড়াঘাট উজেলা বিএনপি ' র সাবেক সহ সভাপতি আবুল কালাম আজাদ ( দেয়াল ঘড়ী ) ৩৬৭১ ভোট পেয়েছেন । আপর প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী এএসপি বরজাহান মিয়া পৌর কৃষকলীগ ( দোয়াত - কলম ) - ১৮৭ , মাহমুৃুদুর রহমান ( ভোলা ) জাতীয় পার্টি ( তালা ) - ১৫৮ , তফছির আলম সেলিম [ যুবদল ] ( টেলিভিশন ) - ১৫৭ , ক্ষুদিরাম মাহতো [ আওয়ামীলীগ ] ( জাহাজ ) - ১৫৭ . দিলজার হোসেন বিল্লু [ বিএনপি ] ( চশমা ) - ১২০ ও আরিফুজ্জামান রানা [ জাতীয় পার্টি ] ( আনারস ) - ৫৯ ভোট পান । মেয়র পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন । এর মধ্যে বিএনপি ' র ৫ জনের মধ্যে একজন মনোনীত প্রার্থী । জাতীয় পার্টিও দু ' জনের মধ্যে আরিফুজ্জ্মান রানা মনোনীত প্রার্থী । অপরদিকে আওয়ামীলীগের ৩ জনের মধ্যে পৌর আওয়ামীলীগের সভাপতি শাহাজাহান মিয়া মনোনীত প্রার্থী ছিলেন । আওয়ামীলীগ থেকে ও জাতীয় পার্টি থেকে প্রাপ্ত ভোটের সংখ্যা নগন্য । পৌরসভার ১৪ হাজার ৫৫ ভোটের মধ্যে ১২ হাজার ৮৬ ভোট ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে । এর মধ্যে বৈধ ১১ হাজার ৭৮৩ ও নষ্ট ৩০৩টি । শতকরা ৮৫ . ৯৯ ভোট ভোটারদের উপস্থিতি ছিল ।
হে হে হে একেরপর এক অভিনন্দন টপিক দেখতে দেখতে ভবঘুরে বুদ্ধি করে মেগা টপিক খুলে ফেললো । অবশ্য কেন খুললো সে কথা খবরের পিছনে থাকুন ! !
ব্লগে প্রকাশিত লেখা ও মন্তব্য একান্তই ব্লগারের । এ জন্য ব্লগ কর্তৃপক্ষ দায়ী নয় । যে কোন সমস্যায় জন্য ফিডব্যাকে যোগাযোগ করুন ।
আমার নাম্বারে ৮৮ আর আর তারটা 44 । তিনি তার কার্ডে সব নাম্বার বাংলায় লেখার পরো কেন জানি কেউ কেউ 44 না প্রেস করে ৮৮ প্রেস করে । বিষয়টি আসলেই অদ্ভুদ প্রতি মাসেই এতো মানুষ একই ভুল কিভাবে করে ? যাই হোক এর পর থেকে কল আসলেই আমি বলে দেই আপনি ভুল নাম্বারে ফোন করেছেন । ৮৮ এর জায়গায় 44 প্রেস করুন ।
মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদের দায়ের করা আদালত অবমাননা মামলার শুনানি শেষে আদালত এ রুল জারি করেন । মনজিল মোরসেদ নিজেই শুনানি করেন । তিনি বলেন , ২০০৯ সালের ২৫ জুন ঢাকার চার পাশের বুড়িগঙ্গা , তুরাগ , বালু ও শীতলক্ষা রক্ষায় হাইকোর্ট নির্দেশনা দিয়েছিলো । এতে এসব নদীর অভ্যন্তরে অবস্থিত সকল স্থাপনা অপসারণ , নদীর সীমানা পিলার স্থাপন , তীরে হাটার পথ তৈরি , নদী খনন করে পলিথিন ব্যাগসহ অন্যান্য বর্জ্য অপসারণের নির্দেশ দেয়া হয় । এ নির্দেশনা বাস্তবায়নে দুই বছর সময় বেধে দেওয়া হয়েছিলো । পরে অবশ্য সরকার পক্ষের আবেদনে এ সময়ের মেয়াদ আরও ছয় সপ্তাহ বাড়ানো হয়েছিলো । এ সময়সীমাও শেষ হয়ে যায় গত ৩০ মে । হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন না করে বিবাদীরা আদালত অবমাননার অপরাধ করেছেন । শুনানি শেষে আদালত রুল জারি করেন ।
সিজদায় যাবার সময় ধীরে ধীরে প্রথমে হাঁটু মাটিতে লাগাতে হয় , এরপর লম্বা হয়ে হাতের তালু মাটিতে রাখতে হয় প্রথমে নাক ও পরে কপাল মাটিতে রেখে স্থির হতে হয় । এ সময় দৃষ্টি নাকের দিকে থাকে । এতটা লম্বা হয়ে সিজদা করতে হয় যাতে ঊরু খাড়া ( সামনে বা ছেনে ঝুঁকে না থাকে ) আর যেন ঊরু থেকে কনুই এতটা দূরে থাকে যে এর ফাঁক দিয়ে ছাগলের বাচ্চা পার হবার মতো জায়গা থাকে । হাত পাঁজরের সাথে লেগে থাকবে না , একটু ফাঁক থাকবে ।
চলছে . . . . . পরদিন সেজানকে টিচারের বাসায় দিয়ে আমি বান্ধবী শিখার বাসায় গেলাম , ওকে কিছু কথা বললাম , ওর বোন টাঙ্গাইল থাকে , বললাম সেখানে যেয়ে কিছুদিন থাকতে চাই আমি । ও রাজি হলো । এবার আমার প্রস্তুতির পালা , দোকানের কিছু টাকা আমার কাছে ছিলো , সেটা কাছে নিলাম । সেজানকে প্রতিদিন পড়াতে নিয়ে যেতাম যখন তখন আমার প্রয়োজনীয় কাগজপত্র . . .
৷ ৷ ইত্তেফাক রিপোর্ট ৷ ৷ বিএনপি ' র সাবেক এমপি এভভোকেট মোঃ নাদিম মোস্তফা তার প্রতিনিধির মাধ্যমে মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনে ( দুদক ) স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাবের বিবরণী দাখিল করেছেন ৷ তার দেয়া সম্পদ বিবরণী অনুযায়ী নাদিম মোস্তফার নিজ নামে বনানীতে ৫ কাঠার প্লট ১টি , গুলশান ৬ কাঠা ৪ ছটাকের ১টি ও পদ্মা আবাসিকে ৩ . ৫৯ টাকার ১টি প্লট , রাজশাহীতে ৪ . ২৫ একর জমি , ১টি পেট্রোল পাম্প ৩ লাখ টাকার ৪টি ব্যাংক একাউন্ট একটি পিস্তল , একটি শটগান , ২৯ লাখ ৬০ হাজার টাকার করমুক্ত একটি জীপ , ১ কোটি ১০ লাখ টাকার কনস্ট্রাকশন সামগ্রী , ৪০ হাজার টাকার স্বর্ণালংকার ও ২ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে ৷ তার স্ত্রীর নামে ৪১ লাখ টাকা মূল্যের একটি জীপ , ২৩ লাখ টাকা মূল্যের দুইটি প্রাইভেট কার , ২ লাখ ২০ হাজার টাকার স্বর্ণালংকার , ১ লাখ টাকা মূল্যের ইলেকট্রনিক্স সামগ্রী রয়েছে ৷ এছাড়া ১ লাখ টাকার সঞ্চয়পত্র ও ১ লাখ ১০ হাজার টাকার ৮টি ব্যাংক হিসাব দেখানো হয়েছে ৷
অবরোধে আটকাপড়া ঢাকা থেকে আসা মাইক্রোবাস যাত্রী রাহেলা বেগমসহ ( ২৫ ) অনেকেই অভিযোগ করেন , আমরা সকাল থেকে আটকে আছি , চরম দূর্ভোগের শিকার হচ্ছি অথচ স্থানীয় পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না । অবশেষে বেলা ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হওয়ার পর এস , আই জালাল উদ্দিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন । সরজমিনে গিয়ে জানা যায় , নবীনগরের জিনদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সফিকুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ করা হয় ।
গাভী পালনের অন্যতম উদ্দেশ্য দুধ উত্পাদন । আর তার জন্য প্রয়োজন সুষম খাবার সরবরাহ , রোগাক্রান্ত হওয়ার সাথে সাথে যথাযথ চিকিত্সাসহ অন্যান্য দৈনন্দিন পরিচর্যা । তবে এর সাথে আরো কিছু সহজ বিষয়ের দিকে নজর দিলে দুধের উত্পাদন আশানুরূপ মাত্রায় বাড়ানো সম্ভব । দুধে আশি ভাগের বেশি পানি থাকে । বাকি ১২ . ৫ ভাগ ফ্যাট নয় এমন শক্ত পদার্থ যেমন - ভিটামিন , মিনারেল ইত্যাদি । অবশিষ্টাংশ ফ্যাট । এক লিটার দুধ উত্পাদনের জন্য গাভীর প্রায় চার লিটার পানির প্রয়োজন হয় । অথচ অধিকাংশ সময় গাভীকে পর্যাপ্ত পানি দেয়া হয় না । যেমন - রাতের বেলা পিপাসা লাগলেও গাভী পানি পান করতে পারে না । পর্যবেক্ষণে দেখা গেছে , গাভীকে পর্যাপ্ত বিশুদ্ধ পানি দিলে দুধের উত্পাদন প্রায় ২০ শতাংশ বেড়ে যায় । তাই গাভী যেন প্রয়োজনমত পানি পান করতে পারে সে জন্য চব্বিশ ঘণ্টা পানির পাত্রে পানি দিতে হবে । প্রচলিত ধারণা হচ্ছে গাভীকে বেশি খাবার দিলে দুধ উত্পাদন বেশি হবে । পর্যাপ্ত পরিমাণে সুষম , পুষ্টিকর খাবার গাভীর শারীরবৃত্তীয় কার্যক্রম পরিচালনার জন্য এবং দুধ উত্পাদনের জন্য অপরিহার্য কিন্তু অতিরিক্ত খাবার কখনোই নয় । বরং এতে হিতে বিপরীত হয় । খাবার হজমের জন্য পাকস্থলীর রাসায়নিক পরিবেশ হচ্ছে ক্ষারীয় । গাভী যত বেশি জাবর কাটবে খাবারের সাথে বেশি লালা মিশ্রিত হবে এতে খাবার বেশি হজম হবে । গাভী জাবর কাটার সময় না পেলে খাবার হজম হবে না । আর এ কারণে পুষ্টিও কম পাবে । আর পুষ্টি কম পেলে দুধ উত্পাদনও কমে আসবে । তাই খাবার হজমের জন্য গাভীকে কমপক্ষে আট ঘণ্টা জাবর কাটার সময় দিতে হবে । বিশেষ করে সন্ধ্যার পর আর কোনো খাবার দেয়া ঠিক হবে না । গাভীকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করতে হবে । প্রতি লিটার দুধে প্রায় ১ . ২ গ্রাম ক্যালসিয়াম থাকার কারণে দুগ্ধবতী গাভীর দুধ উত্পাদনের জন্য বেশি পরিমাণে ক্যালসিয়াম প্রয়োজন হয় । খাবারের সাথে ক্যালসিয়াম সরবরাহ না করলে গাভীর হাড় থেকে ক্যালসিয়াম ব্যবহার করে থাকে । এতে হাড়ে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে গাভী দুর্বল ও অসুস্থ হয়ে পড়ে । দুধ উত্পাদনও কমে যায় । উপরের বিষয়গুলোর দিকে নজর দিলে খরচ কমের পাশপাশি দুধ উত্পাদন বৃদ্ধি পাবে । খামারি লাভবান হবে । - - - - - - লেখক : ডা . হাসান মুহাম্মদ মিনহাজেআউয়াল , ঢাকা | শনি , ২ জুলাই ২০১১ , ১৮ আষাঢ় ১৪১৮
আমায় ক্ষমা করবেন । অতি শ্রীঘ্রই এই সমস্যার সমাধান হবে ।
সব শেষে ঈশ্বরচন্দ্রর জীবনের একটা ঘটনা বলে আমার আবজাব পোস্টের ইতি টানবো । একবার এক বামুন খুব বদনাম করছিলো ঈশ্বরচন্দ্রের নামে । তার এক শিষ্য এসে বলল " বিদ্যসা সাগর বাবু ঐ বামুন তো আপনার এই রকম বদনাম করছে । " তিনি অবাক হলেন । এবং তার ঋণ দেওয়ার খাতা খুল দেকখতে পেলেন , সেই বামুন একজন কন্যাদায় গ্রস্থ পিতা ছিল । মেয়ের বিয়ে দেওয়ার সময় সে ১২০০টাকা ধার নেয় তার কাছ থেকে । তিনি হেসে তার শিষ্যকে বললেন " তাইতো বলি উপকার না করলে তো এমন বদনাম করার কথা না । "
তত্বাবধায়ক সরকারের সময়ে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সব গুলোই বাতিল হয়েছে শুধু মাত্র ৩ জনের বিরুদ্ধে করা মামলা গুলো ছাড়া , আগামী যদি বি . এন . পিকে ক্ষমতায় আসতে দেয় আওযামী লীগ তবে হয়তা সেভাবে বাকী ৩ জনের মামলাও প্রত্যাহার হবে
কফি হাউসের আড্ডায় স্বাগত জানাই আপনাকে | বাংলা লিখতে কোনো সমস্যা হচ্ছেনা তো ? শুরুতেই একটা কবিতা উপহার দেবার জন্য ধন্যবাদ …
লেখক বলেছেন : আইফি ভ্যানায়া লাভ নাই , ভিফ্লভ খান্তি আছে না পড়ার লাইগা থেংকুস
ঢাকা , ১১ জুলাই : সাবেক ছাত্রনেতাদের নানা নাটকীয় ঘটনা শেষে ঐতিহ্যবাহী ছাত্রলীগের আগামী দিনের নেতা নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে । সোমবার সকাল থেকে সিন্ডিকেটের দৌড়ঝাঁপ চলে । সর্বশেষ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ . . . বিস্তারিত »
নিহতরা হলেন কাঁঠাল ব্যবসায়ী আব্দুল মান্নান ও ট্রাকের হেলপার জুয়েল ।
একজনের যন্ত্রনা তাও সহ্য করা যায় কিন্তু দুইজন একসাথে কষ্টকর
আমার নানাবাড়ি হলো ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলায় । আমার নানারা মুলত বাংলাদেশের পাবনা অঞ্চলের বাসিন্দা হলেও প্রায় চার পুরুষ ধরে তারা আসামে বসবাস করছেন । আসাম রাজ্যে মুলত দুইটি ভাষা প্রচলিত । অসমীয়া এবং বাংলা । অসমীয়া আর বাংলার বর্ণমালা প্রায় একই রকম । অসমীয়াতে শুধুমাত্র র লেখে নিচে ফোটা না দিয়ে আর পেট টা কেটে দিয়ে । তবে অসমীয়াতে বর্ণমালার উচ্চারণ এবং শব্দ ভান্ডার বাংলার চেয়ে অনেক আলাদা ।
ক্ষমতা ছাড়লে সরকারের সব কাজ অবৈধ বিবেচিত হবে
প্রঃ আপনারা যেখানে গাছ কাটতে যেতেন , সেখানকার চাকমাদের সাথে আপনাদের সম্পর্ক কেমন ছিল ? উঃ আমরা যেখানে গাছ কাটতে যাইতাম সেখানে অনেক চাকমা বসবাস করত । এদের কেউ কেউ শান্তিবাহিনীও আছিল । তবে বেশির ভাগই ছিল আমাদের মতই সাধারণ মানুষ । তারাও আমাদের সাথে গাছ কাটত । স্থানীয় এইসব চাকমাদের লগে আমাদের বালা সম্পর্ক আছিল । তারা আমাদের ঈদ - পরবের সময় বেড়াইতে আইত । আমরাও বিজুর ( চাকমাদের বাৎসরিক উৎসব ) সময় তাদের বাড়ীতে বেড়াইতে যাইতাম । অনেক সময় পাহাড়ে কোন গন্ডগোলের ভাব থাকলে তারা আমাদেরকে আগেই জানাইয়া দিত ।
By মো : শাহজালাল Panchagarh দেখা হয়েছে : ০ বার বিবিধ
শুধু সরকারের দোষ দিয়ে লাভ নেই । আমাদের নৈতিকতার এত অধঃপতন । ভাবতেই লজ্জা লাগে ।
পাহাড়ের কান্না বলেছেন : তাইলে আর কি হুগায়া থাকেন
সেরা নবাগত ( পুরষ ) : রণভীর সিং ( ব্যান্ড বাজা বারাত )
ফারুক বলেন , এ মামলার বাদী লালবাগ থানার ওসি নবজ্যোতি খিসা । পিলখানা তার আওতাধীন এলাকা না হওয়া সত্ত্বেও অতি উৎসাহী হয়ে তিনি এ কাজ করেছিলেন । এই ভুল ধরা পড়ার পর ২০০৯ সালের এপ্রিলে মামলাটি নিউ মার্কেট থানায় স্থানান্তর করা হয় । দায়েরের সময় যে মামলায় এত বড় ত্র " টি থাকে - সেই মামলা থেকে ন্যায় বিচার আশা করা যায় না ।
হালিমা ও রাজীব আপ্রাণ চেষ্টা করে তানহার লাশটিকে জানালা দিয়ে বাইরে ফেলে দিতে । কিন্তু গ্রিলের ফাক দিয়ে ঢুকছিল না সেটি । এবার বটি দিয়ে কেটে কেটে স্লাইস করা হল মরদেহটি । দুপাশ কেটে চিকন করা হল তানহার মাথা । এইবার জানালা প্রতিবাদ করল না । কিন্তু লাশ খন্ডগুলো নর্দমায় না পড়ে আটকে রইলো বাড়ির সান শেডে !
আমি বেশ কিছুদিন আগে ইনকিলাব পত্রিকায় পড়েছিলাম ১৯৭৩ সালের ১৭ই এপ্রিল বাংলাদেশ ও পাকিস্তানের মাধ্যমে সার্চ করে ১৯৩ জন যুদ্ধাপরাধী খুজে বের করেছিল । আর তারা সকলেই ছিলেন পাকিস্তানি । আমার কথা হলো সরকার তাদের বিচার এর ব্যাপার কি ব্যবস্থা করেছে । কিছুই করতে পারেনি । পারে শুধু এই ইস্যুকে জিইয়ে রেখে ফায়দা লুটতে । মানুষ এখন এত বোকা নয় । নির্বাচনের সময় এই বিষয়টাকে ব্যবহার করে বেশ ভালো লাভবান হয়েছে । এখন কেন বিচার কার্য সম্পন্ন করতাছে না । আবার দেশেক ডিজিটাল করতে চায় । সে ব্যপারে কোন খবর নাই , কাকে ধরবে , কারে আটকাবে , আর কিভাবে নিজেরা লুটতরাজগিরী , টেন্ডারবাজী করবে এ নিয়ে সর্বদা ব্যস্ত । আর যারা টেন্ডারবাজী , চাদাবাজী করতাছে তাদের ব্যপারে নিরব । ২ দিন আগে ঢাকা থেকে বাড়ি আসার পথে দেখলাম একজন নরমাল লোক এক পুলিশ অফিসারকে গালাগালি করতাছে । পুলিশ অফিসার ও অসহায় , কারন ঐ লোকটি হলো ডিজিটাল সরকারের লোক । অতএব , বিচার করলে যারাই অপরাধী সকলের বিচার এটাই আমার কাম্য ।
নছর তারপর অঙ্গী শহর ছাড়িয়া আসিল । সে ফকিরের মত পথে পথে ঘুরিতে লাগিল এবং সুদূ্র অঙ্গী শহর হইতে হাঁটিয়া রওনা হইল । একদিন সে স্বপ্ন দেখিল যে আমিনা বাস্তবিক সতীসাধ্বী , তাহার দোষ নাই । কতকগুলি লোক কেবল মিথ্যা অপবাদ দিয়াছে মাত্র । এই স্বপ্ন দেখিয়া নছর একেবারে অধীর হইয়া পড়িল এবং মাঝিগাঁওর দিকে রওনা হইল । এইদিকে দুষমন এছাক আমিনাকে লুটিয়া আনিয়াছে । কিন্তু কিছুতেই সে অভিষ্ট সিদ্ধি করিতে পারে নাই ।
আমারটা কিন্তু প্রাইভেট করা নাই । তবু একবার করেছি বলে আমারটা এখন ওই অবস্থায় এসেছে ।
চারু চমকিয়া লাল হইয়া উঠিয়া কহিল , ' আমি লেখিকা ! কে বলল তোমাকে । কখ্খনো না । '
সামিউল ভাইয়ের স্টাটাস দেখেন সবাই ! আমাদের সামিউল ভাই তো বন্ধুর লাইগা আধমরা হইয়া গেল ! আপনারা সবাই বন্ধু খুজেন !
গায়েঁর মেঠো পথখানা ধরিয়া আজ বহুকাল পরে বাটি ফিরিতেছে অনুপ । চারিধারে চাষের জমির মধ্যিখান দিয়া সরু এক পথ , গাঁ খানা সেই আগের মতই রহিয়া গিয়াছে । কাল রাত্রিরেও এই পথ দিয়া সে বাটি ফিরিয়াছে বলিয়া তাহার বোধ হইতেছে । কিন্তু হাতে গুনিয়া আজ এক যুগেরও বেশী হইয়াছে সে গাঁয়ে ফিরিয়া আসে নাই । এত দিন পরে মাঠের বন্ধনহীন গরুগুলোকে দেখিয়াও বুকের মধ্যি সামান্য কম্পন অনুভব হইতেছে , এই বুঝি আসিয়া গুতো দিয়া যাইবে ।
কার না ভালো লাগে ঐ আকাশকে । সবাই একটু ধরতে চায় আকাশ । কিন্তু পারে না । আকাশ ছোয়ার জন্য সবাই চাইছে পাখির মত ডানা মেলতে , কিন্তু পারে নাই । বার বার হতাশ হয়েছে । প্রাণ হারিয়েছে অনেকেই । কিন্তু অবশেষে সফল হয়েছে । সফল ঐ দুই ভাই হচ্ছে উইলবার রাইট আর অরভাইল রাইট । তাদের জন্যই আমরা আজ আকাশে উড়তে পারি । আজ …
তার চেয়ে সাইবার ক্যাফই ভালো - ঘন্টা হিসাবে পয়সা ।
গাইস এন্ড ডলস্ বিউটি পার্লার ১৩ / ১০ , বাবর রোড , ব্লক - বি ঢাকা - ১২০৭ ফোন : ৯১১১১৭৬
ভোর ৪ : ০০ টা ডিপার্টমেন্টের উত্তর দিকের দরজায় জমাট কুয়াশা ভরা পাহাড়ী ক্যাম্পাসে আস্ত রাতটা যেনো অনেক নীচে নেমে বসেছে অতিকায় বুড়ো কোনো পাখির মত । শহরের মত আলোর অনেক উপর দিয়ে হালকা ইতস্তত ঘুরে বাড়েনোর দরকার নেই . . . যেনো গ্রামের লোকটা নিজের গ্রাম , দাওয়ায় বসে . ল্যাম্প পোষ্টের হলুদ আলোয় কিনা , রাতটাও হলদেটে . . . . . .
সংশোধিত সংবিধানে ' আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ' শব্দগুলো বাদ দেয়ার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১২টি ইসলামী দল রোববার সকাল ৬টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত এ হরতালের ডাক দেয় । পরে অবশ্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মসূচি থেকে সরে দাঁড়ায় । বিএনপি ও জামায়াতে ইসলামীও এ হরতালে নৈতিক সমর্থন দেয় ।
কম্পউটারের মেমোরী , শুধু RAM নয় , আরও নানা ধরনের মেমোরী যেমন ক্যাশ মেমোরি , রেজিস্টার মেমোরি , হার্ড ড্রাইভ ও ভার্চুয়ার মেমোরি নিয়ে ধারাবাহিক ভাবে আলোচনা করা হয়েছে এই পোস্টটিতে ।
পটুয়াখালী , ১৯ জুন : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উচ্চজোয়ার ও ভারি বর্ষণের ফলে জমে যাওয়া পানি পটুয়াখালী জেলার নিম্নাঞ্চল থেকে নামতে শুরু করেছে । রোববার সকাল থেকে এ কারণে স্বাভাবিক হতে শুরু করেছে মানুষের জীবনযাত্রা । তবে বৈরী আবহাওয়ার কারণে এখনও হালকা বৃষ্টি অব্যাহত . . . . বিস্তারিত »
" উভয় উদ্যানের প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে । অতএব , তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদানকে অস্বীকার করবে ? তারা তথায় রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দিয়ে . . . Read more »
" মোহাম্মদ হানিফা যে মদিনায় গিয়াছে - এ কথা তোমাকে কে বলিল ? "
মান্চুর কাছ থেকেই বোধহয় প্রথম লিন্কটা ফোরাম থেকে পেয়েছিলাম অথবা আমাকে মেসেন্জারে দিয়েছিল
নারায়ণগঞ্জ , ১২ জুলাই : রাজধানী ঢাকার পার্শ্ববর্তী চার নদী বালু , শীতলক্ষ্যা , বুড়িগঙ্গা , তুরাগ নদীর অবৈধ দখলমুক্ত করতে না পারায় হাইকোর্ট পাচঁ সচিবসহ এগারো কর্মকর্তার বিরুদ্ধে রুল জারির মাত্র ২৪ ঘণ্টার মাথায় . . . বিস্তারিত »
ামি আজ বর্নমাল্য লিখিলাম । কারো কিছু জানার থাকলে মেলে যোগাযোগ করেন । ফেজবুক খোলা হয় নাই ।
রোববার হরতাল চলাকালে আটক হওয়া বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা নেজাম উদ্দিন ও সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমানসহ ৪৮ নেতাকর্মীকে আজ ভোরে ছেড়ে দেয়া হয়েছে বলে দলীয় সূত্র জানায় । ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসও ছেড়েছে । ট্রেন , লঞ্চ ও বিমান চলাচল ছিল স্বাভাবিক । বেড়েছে যাত্রীসংখ্যাও ।
Download XML • Download text