bpy-15
bpy-15
View options
Tags:
Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.
মো . নুরুল ইসলাম শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক প্রধান শিক্ষক , নাজনীন উচ্চ বিদ্যালয় , তেজগাও , ঢাকা
" যার ভুল হয় সে মানুষ আর যে ভুলের উপর স্থির থাকে সে শয়তান । " - সুপার লাইক
বাঁশ গাছের অনেক ধরনের প্রজাতি রয়েছে । বর্তমানে পাণ্ডাদের আবাসস্থলে অল্প কয়েক ধরনের বাঁশ জন্মে । পাণ্ডা যেখানে বাস করে সেখানে কম করে হলে অন্তত দুই প্রজাতির বাঁশ থাকা লাগে , অন্যথায় তাদের ক্ষুধার্ত থাকতে হয় । পাণ্ডা পাহাড়ী অঞ্চলে খাবারের খোঁজে অতি সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে । কিন্তু অধিকাংশ পাহাড়ী উপত্যকাগুলোও এখন জনবসতিপূর্ণ হয়ে পড়ছে । আর পাণ্ডা খুব লাজুক প্রাণী তারা কখনো মানুষের আবাসস্থলের ধারে কাছেও যায় না । এতে করে পাণ্ডাদের এখন সীমিত গণ্ডিতে বসবাস করতে হচ্ছে । মানুষ এখন পাহাড়ের ঢালে গাছ কেটে চাষাবাদ শুরু করেছে , তাই পাণ্ডাদের আবাসস্থলে দিনকে দিন আরো ছোট হয়ে আসছে । এদিকে নতুন আরেক সমস্যার সৃষ্টি হয়েছে । পাণ্ডাদের আবাসস্থলের বাঁশগুলো যখন প্রাকৃতিকভাবেই মরে যায় তখন তারা খাবারের খোঁজে অন্য জায়গাতেও যেতে পারে না । এতে করে তাদের ভীষণ ক্ষুধার্তও থাকতে হয় । এসময় অনেক পাণ্ডা মারাও যায় ।
বরগুনা , ১০ জুলাই : বরগুনার আমতলীতে উপজেলা বিএনপি কার্যালয় ও একটি মাদ্রাসা ভাঙচুর করেছে হরতাল বিরোধীরা ।
বগুড়া , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : প্রায় সাড়ে ৬ বছর পর দেশের বহুলালোচিত বগুড়ার কাহালু জোগারপাড়ায় উদ্ধার করা এক ট্রাক গুলি ও বিস্ফোরক মামলার কার্যক্রম সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে । আজ বুধবার বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল - ৪ - এ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে । বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত - ১ - এর বিচারক এবং স্পেশাল ট্রাইব্যুনাল - ৪ - এর দায়িত্বপ্রাপ্ত বিচারক কাজী শাহিনা নিগার আলোচিত এই মামলার সাক্ষী মুসলিম উদ্দিনের আংশিক জবানবন্দি গ্রহণ করেন । আগামী ২৩ আগস্ট একই সাক্ষীর পূর্ণ জবানবন্দি গ্রহণের দিন ধার্য করা হয় । জানা গেছে , ২০০৭ সালে ২ অক্টোবর যৌথবাহিনীর উদ্যোগে বগুড়ার জেলা প্রশাসক আলোচিত এই মামলা পুনরায় তদন্তের জন্য আইন মন্ত্রাণালয়ে আবেদন করেন । পরে আর এ মামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি । এর আগে মামলার আসামি আতিকুর রহমান দুলুর আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ ওই ঘটনায় ৪টি মামলা স্থগিত ঘোষণা করে । জানা গেছে , ২০০৩ সালের ২৭ জুন বিকেলে সিলেট থেকে আনারস বোঝাই একটি ট্রাক ( ঢাকা মেট্রো ট ১১ - ৩৩৬৬ ) নিয়ে বগুড়ার কাহালুর জোগাড়পাড়ায় আসে । ওই দিন সন্ধ্যায় কৃষকলীগ নেতা আফলাতুর রহমান পিন্টুর বাড়িতে নিরাপদ আশ্রয়ের জন্য আনারসের ট্রাকে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ চাইনিজ রাইফেলের গুলি ও বিস্ফোরকদ্রব্য ট্রাক থেকে আনলোড করা হচ্ছিল । ট্রাক থেকে গুলি ও বিস্ফোরক আফলাতুর রহমান পিন্টুর নেতৃত্বে নামানোর সময় স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন ও মোজাম নামের দুই ব্যক্তি দেখে ফেলে । তারা কাহালু থানা দূরে হওয়ায় পার্শ্ববর্তী দুপচাঁচিয়া থানায় খবর দেয় । ইতিমধ্যে এলাকার লোকজন ভারতীয় অবৈধ মালামাল ভেবে গুলি ও বিস্ফোরকের প্যাকেট লুট করে নিয়ে যায় । পরে দুপচাঁচিয়া থানার ওসি জাবিদ হাসান ঘটনাস্থলে আসেন । জানাজানি হয়ে গেলে লুট করে নিয়ে যাওয়া গুলি ও বিস্ফোরকের প্যাকেটগুলো যে যার মতো পুকুর ও ধানের জমিতে ফেলে দেয় । পরে পুলিশ আফলাতুর রহমান পিন্টুর বাড়িসহ এলাকার বিভিন্ন পুকুর , ধানের জমি , বাঁশ ঝাড় থেকে ৯৯ হাজার ৯শ ' ৬৯ রাউন্ড চায়নিজ রাইফেলের গুলি ও ১৭৪ কেজি বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে । ঘটনার পরই আফলাতুর রহমান পিন্টু পালিয়ে যায় । এখনো তিনি নিরুদ্দেশ রয়েছেন । পিন্টু বেঁচে আছে কি না এ খবর পুলিশ ও তার আত্মীয় - স্বজনদের কাছে জানা নেই । তবে এলাকার অনেকের ধারণা , পিন্টু পালিয়ে ভারতে আত্মগোপন করে আছে । উক্ত গুলি ও বিস্ফোরকদ্রব্য উদ্ধারের ঘটনায় কাহালু ও দুপচাঁচিয়া থানায় ৪টি মামলা হয় । কাহালু থানার তৎকালীন ওসি অহেদুল ইসলাম বাদী হয়ে একটি এবং দুপচাঁচিয়া থানার ওসি জাবিদ হাসান বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন । মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে । পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর হয় । সিআইডি ঢাকা জোনের কর্মকর্তা মুন্সি আতিকুর রহমান মামলার তদন্ত কাজ শুরু করেন । তদন্ত শেষে ওই বছরের ১১ সেপ্টেম্বর সিআইডি আদালতে ৪টি মামলার চার্জশিট দাখিল করে । ৪টি মামলায় ৬ জনকে আসামি করা হয় । এরা হলো বগুড়ার কাহালু বীরকেদার ইউনিয়ন কৃষকলীগের তৎকালীন আহ্বায়ক আফলাতুর রহমান পিন্টু , তার স্ত্রী আনোয়ারা খাতুন বীথি , ট্রাকের মালিক হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি ফরেস্ট বস্তির সচীন্দ্র নাথ বর্মার ছেলে আশীষ দেব বর্মা , বগুড়া শহরের ঠনঠনিয়া তেঁতুলতলার এরশাদ আলীর ছেলে বগুড়া জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান দুলু , ট্রাক চালক হবিগঞ্জের বাহুবল উলিপুরের আলালের ছেলে আলতু মিয়া , বগুড়া শহরের মালতীনগরের তোজাম্মেল হোসেনের ছেলে জামায়াত নেতা হারুন - উর রশীদ জালাল । উক্ত মামলায় সাক্ষী করা হয় ৩৮ জনকে । আসামিদের মধ্যে আতিকুর রহমান দুলু হাইকোর্টে কোয়াশমেন্ট আপিল করেন । হাইকোর্ট ডিভিশন বিচারক আব্দুর রশীদ এবং সৈয়দ রিফাদ আহম্মেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০০৫ সালের ২৭ ফেব্রুয়ারি মামলার সব কার্যক্রম স্থগিত করেন । তারপর থেকেই প্রায় সাড়ে ছয় বছর মামলার কার্যক্রম স্থগিত থাকে । আসামি আলতু মিয়ার পক্ষে মানবাধিকার সংস্থা হাইকোর্টে আবেদন করলে হাইকোর্টে রিভিশন নিষ্পত্তি হওয়ায় তিনটি মামলা চালু হয় । অপর একটি মামলা এখনো স্থগিত রয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / সস / ১৭ . ৩৬ঘ . )
প্রচুর বই পড়েন … ভালো কথা … কিন্তু পড়ার বই পড়া হয় না … … চরম সত্য কথা … হা … হা … হা … চোখ রাখলাম আপনার সাইটে … ভালো থাকবেন …
ওসমান আলীর বাবা মৃত অহিদ প্রামানিক আর মা মৃত অভরুন বেওয়া । দুই ভাই আর এক বোনের মধ্যে ছোটবেলা থেকেই ওসমান ছিলেন সাহসী ও চঞ্চল প্রকৃতির । দুষ্ট প্রকৃতির ওসমান ১০ বছর বয়সে হঠাৎ করে টাইফয়েড রোগে আক্রান্ত হন । টাইফয়েড থেকে সেরে উঠলেও তার চোখ চিরতরে অন্ধ হয়ে যায় ।
রাজশাহী ঃ শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ( আরএমপি ) সদর দপ্তরের সামনে সিএন্ডবি মোড়ে বালু বোঝাই দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী সাইফুদ্দিন লিটন নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে । তার সঙ্গে থাকা অপর দুই আরোহী নগরীর মোল্লাপাড়ার ইমন ( ৪০ ) ও গোদাগাড়ীর রুবেল ( ৩৫ ) গুরুতর আহত হয়েছেন । নিহত ব্যবসায়ী লিটনের বাড়ি নাটোরের গুরুদাসপুরে ।
দেশের ৯৭ শতাংশ মুসলমানকে ৩ শতাংশ বিধর্মী ভয় দেখায় বিসিমল্লাহ ও রাষ্ট্রধর্ম রেখে সংবিধান সংশোধন করে তাহলে আমরা আর বসে থাকব না । আর ৯৭ % মুসলমানের ভোঠে নির্বাচিত সরকার চুপ থাকে । তাহলে তারা কি ভোট চাইতে এই ৯৭ % মুসলমানের কাছে যাবে না ? ? ? সরকার ভেবে দেখবেন কি ? ? ? - - ? ? ? ? ? ? ? - -
হা হা হা কোডার ভাই আবার ফতোয়া দেয়া শুরু করেছেন কখন থেকে
বাংলা ব্লগ ভাই , আপনার এতো সুন্দর পোষ্টের জন্য আপনাকে বহুত বহুত শুকরিয়া ।
পোষ্ট করেছেন : ২৪ টি মন্তব্য করেছেন : ১৫ টি ব্লগ লিখছেন ০ বছর ৪ মাস ১০ দিন ব্লগটি দেখা হয়েছে : ২২৪৩ বার
ফুলবাড়ীয়া , ২৭ জুন : কমিটি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক মাদ্রাসা সুপারকে পিটিয়ে আহত করেছে ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অছেক বিল্লাহ শামীম । সোমবার সকাল সাড়ে নটার দিকে আমতলী নামক স্থানে সুপার মাওলানা গোলাম মোস্তফাকে পিটিয়ে আহত করে শামীম । আহত সুপারকে ফুলবাড়ীয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ নিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে । আহত সুপার বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে । জানা যায় , উপজেলার ধামর মুমিন্নুনেছা বালিকা দাখিল মাদ্রাসার সুপার . . . বিস্তারিত »
বন্ধুরা এই মাসের মত বিদায় . আবার দেখা হবে ৪ তারিখে যদি বেচে থাকি .
@ আজাদী ভাই কেউ যদি আপনাকে এটা বুঝাতে সক্ষম হয় যে আপনার ইমান আর ধর্ম অন্য কেউ কেড়ে নিয়ে যাচ্ছে তাহলে আপনিও ওই রকম লাঠি হাতে জঙ্গি বেশে রাস্তায় নামতে বাধ্য হবেন । এই সহজ সরল সাধারণ আলেম আর মাদ্রাসা ছাত্রদের সাথে এই নোংরা খেলাটায় খেলেছে কিছু ধর্ম ব্যবসায়ী জামাত বিএনপি আর কৌমি আলেম নামধারী তাদেরই কিছু দালাল । সে ক্ষেত্রে সরকার কে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে পরিস্থিতি মোকাবেলা করার প্রয়োজন ছিল । কারণ এই মানুষ গুলো আমাদেরই লোক । এরা জামাত বা বিএনপির মতো কোনো বিদেশী প্রভুর জন্য রাজনীতি করেনা এরা এই দেশ টাকে আমাদের মতই ভালো বাসে । আর যেই অমানবিক আক্রমণ টা করা হয়েছে তাতে খুনী জামাতীদের সাথে আমাদেরই বা কি পার্থক্য থাকলো ? আর বেনিফিশিয়ারিই বা কে হল ?
@ ভবঘুরে ভাইয়া , বড় একটা অভিনন্দন । ১০০০ টা পোষ্টের ভার সইতে পারবেন তো ?
এতে ঘটনাস্থলেই মাওলানা শামসুল হুদা নিহত হন । আহত হন নিহতের পুত্র হাফেজ জুনাইদ । এছাড়া স্থানীয় পল্লী ডাক্তার মাওলানা আকতারসহ আরো একজন গুরুতর আহত হন । নিহতের লাশ মর্গে পাঠানো হয় ।
শেখ , আপনি আমার অন্তর্জালা যেভাবে আজ সুন্দর ব্যাখ্যার মাধ্যমে নিভিয়ে দিলেন , মহান আল্লাহ তায়ালা আপনার জীবন , আপনার ইহকাল - পরকাল সবকিছুকে তার চেয়েও উত্তম প্রতিদান দিয়ে ভরিয়ে দিন । আমীন ।
কী কারণে সাজেদার মাথায় ও মুখমন্ডলে এসিড দেয়া হয়েছে এ ব্যাপারে তার পরিবার কিছুই বলতে পারছে না । এমনকি কারা এ ঘটনায় জড়িত তাও বলতে পারেন নি ।
নারায়ণগঞ্জ , ২৭ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতেরা নগদ ৭০ হাজার টাকা ও ৫টি মোবাইল সেটসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে । এ সময় ডাকাতদের হামলায় ৩ জন আহত হয়েছে । রোববার রাতে উপজেলার বগাদী এলাকায় এ ঘটনা ঘটে । আহত মোস্তফা জানান , আড়াইহাজার থেকে বেবিট্যাক্সিযোগে বাড়ি ফেরার পথে একদল ডাকাত এলাপাতাড়ি যাত্রীদেরকে পিটিয়ে ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সঙ্গে থাকা ৭০ হাজার টাকা লুট করে । এতে মোস্তফা কামাল ( ৩২ ) ও ইছব আলী ( ১৪ ) ও বেবিট্যাক্সি চালক তাইজুল ইসলাম ( ২৫ ) আহত হয় । আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / ওআর / শাসি / ১৯ . ২৯ ঘ . )
লেখক বলেছেন : ভালবাসার চেয়ে মায়া জিনিসটা মানুষকে বেশী আকর্ষন করে . . . . . তুমি ঠিকই বলেছো আমারও কথাটা খুব ভালো লেগেছে
পল্লব মোহাইমেন সহযোগিতা : ইকবাল হোসেন কেরানীগঞ্জ ( ঢাকা ) প্রতিনিধি
বাস্তবজীবনে আমার ঘোরাঘুরির অভ্যাস তেমন না থাকলেও ব্লগে ঘোরাঘুরির অভ্যাস এখন বেড়ে গিয়েছে অনেক । হাতে প্রচুর সময় আমার , আর বেড়ানোর জায়গাও কম না । ছোটবেলায় মামাদের কাছে শুনতাম কলকাতার রাস্তাঘাট নাকি আমাদের এখানকার থেকে তুলনামূলক খারাপ । কলিকাতা ব্লগেও যেয়ে দেখলাম অবস্থা খুবই খারাপ , একটা ভাঙ্গা রাস্তা ঠিক করে তো আরেক রাস্তায় ফাটল । কেন ই বা হবে না শহরের মেয়র ই যদি ঠিকমত কাজ না করেন ।
আমি network এ দেখতে পাচ্ছি যে , এখানে প্রচার নিষিদ্ধ করা হয়েছে . কিন্তু আপনি প্রচার করছেন । কেন জানতে পারি ? কোনটা সঠিক আপনি নাকি management ?
এজিদ্ বলিল , " কী আশ্চর্য ! ওত্বে অলীদ কী করিতেছেন ? ভিন্ন দেশ হইতে হানিফার সাহায্যার্থ সৈন্য যাইতেছে , সৈন্য - সামন্তের আহারীয় পর্যন্ত সঙ্গে যাইতেছে , ইহার কী কোন সংবাদ অলীদ প্রাপ্ত হয় নাই ? মোহাম্মদ হানিফা স্বয়ং মহাবীর , তাহার উপরেও এত সাহায্য , শেষ যাহাই হউক , ঐ সকল সৈন্যগণ যাহাতে মদিনায় যাইতে না পারে , তাহার উপায় করিতে হইবে । ঐ সকল সৈন্য ও আহারীয় সামগ্রী যদি মদিনায় না যায় , তাহা হইলেও অনেক লাভ । এমন কোন বীরপুরুষই কী দামেস্ক রাজধানীতে নাই যে , উপযুক্ত সৈন্য লইয়া এই রাত্রেই উহাদিগকে আক্রমণ করে , আরো না হয় গমনে বাধা দেয় ? "
বেনাপোল , ৯ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি - রফতানি বাণিজ্য আরো গতিশীল করতে দুই দেশের কাস্টমস , বন্দর , চেম্বার অব কমার্স ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের অংশগ্রহণে জরুরি . . . . বিস্তারিত পড়ুন »
ঢাকা , ১২ জুলাই : ঢাকা জেলা ও দায়রা জজ কোর্টের সামনে সড়ক দুর্ঘটনায় এক যুবক ( ২৫ ) নিহত হয়েছেন । তার পরিচয় পাওয়া যায়নি । মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে । এ সময় দুই পথচারী দেলোয়ার গাজী ( ৩৫ ) ও লিয়াকত ( ৩৬ ) গুরুতর আহত হন । . . . বিস্তারিত »
মোহাম্মদ সাইদুর । তাঁর নামটি ছোট করে ' মোঃ সাইদুর ' রেখেছেন তিনি নিজেই । তাঁর অনেক খেয়ালের এটি ও একটি । জন্মগ্রহন করেছেন ২৮ জানুয়ারি ১৯৪১ খ্রিস্টাব্দে । কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নগাঁও নামক গ্রামে তার পৈত্রিক নিবাস । পিতার নাম মরহুম কুতুবউদ্দিন আহমদ । কিশোরগঞ্জ জেলার বর্তমান বিন্নগাঁও এলাকার বগাদিয়া নামক গ্রামে মোহাম্মদ সাইদুরের জন্ম হয় । তবে তাঁদের মূল বাড়ি ছিল ময়মনসিংহ [ . . . ]
ঠান্ডার প্রকোপে বেহাল দশা কাশ্মীরেও । সেখানেও চলছে শৈত্যপ্রবাহের দাপট । রবিবার রাতে লাদাখ এলাকাসহ কাশ্মীর উপত্যকার তাপমাত্রা ছিল মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস । ঠান্ডায় পাঞ্জাব , হরিয়ানার জনজীবন ব্যাহত হচ্ছে । সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি কম । ঘন কুয়াশায় বিপর্যস্ত সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা । মরুরাজ্য রাজস্থানের মাউন্ট আবুর সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪ . ২ ডিগ্রি সেলসিয়াস । সব মিলিয়ে ঠান্ডা এখন উত্তর ভারতের মানুষের কাছে সাক্ষাৎ মৃতু্যদূত হয়ে এসেছে । - বর্তমান পত্রিকা
নারায়ণগঞ্জ , ১২ জুলাই : নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে কর্মকর্তা - কর্মচারীরা পূর্ণাঙ্গ পে - স্কেল প্রদান , স্বেচ্ছাচারিতা , বৈষম্য বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে । মঙ্গলবার সকাল থেকে তারা এই কর্মবিরতি শুরু করেছে । কর্মবিরতির কারণে বিভিন্নস্থান থেকে চিকিৎসার জন্য আসা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । কর্মবিরতি পালনকারীদের অভিযোগ পূর্ণাঙ্গ . . . . বিস্তারিত »
জাহাজী পোলা বলেছেন : লেখাটির বিষয়বস্তু ( ট্যাগ / কি - ওয়ার্ড ) : হিরক রাজা , হিরক রানি , মডু , পেলাচ , মাইনাচ , লেখা লেখি চাইরা দিমু , আর ভালা পুষ্ট দিমু না , তালাক , গুরু ভাই , জল্কনা আফা , চিকন মিয়া , দুক্ষে আছি আইজদ্দিন , মিজাজ গরম ইত্যাদি ;
| সর্বশেষ আপডেট : রবিবার ১০ জুলাই ২০১১ , সন্ধ্যা ৬ টা ৫৪ মিনিট |
সময় তো কেটে যায় সময়ের বহমান ঘড়িতে , জীবন তো কাটে না একরকম সবার পৃথিবীতে ।
শেখ রুহুল আমিন , ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগের ২ ইউপি চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পে ২০জন কর্মী আহত হয়েছে । নির্বাচনী কার্যালয়সহ ৩০টি বাড়ী ঘর ভাংচুর করা হয়েছে । সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজার ও পার্শ্ববর্তী ৬টি গ্রামে এই সহিংসতা ও ভাংচুরের ঘটনা ঘটে । এর আগে গত বুধবার রাতেও এখানে সংঘর্ষ চলে । এলাকাবাসী জানায় কথা কাটাকাটির জের ধরে বুধবার রাতে কাতলাগাড়ী বাজারে সারুটিয়া ইউনিয়নের আওয়ামীলীগ প্রার্থী রায়হান উদ্দিন ও একই দলের অপর প্রার্থী জুলফিকার কায়সার টিপুর কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে । এ সময় টিপুর প্রধান নির্বাচনী কার্যালয়সহ ১০ টি দোকান পাট ভাংচুর করা হয় । এসময় ঘটনাস্থলেই ১২জন আহত হয় । এঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে আবারো সংঘর্ষে কাতলাগাড়ী বাজার সংলগ্ন সারুটিয়া , কাতলাগাড়ী , বাখরবা , ব্রহ্মপুর , কিত্তিনগরসহ ৬ টি গ্রামের আরো ১০ টি বাড়ীঘর ভাংচুর করা হয় । কৃত্তিনগর গ্রামের আব্দুল লতিফ , আতিয়ার রহমানসহ কয়েকজনের বাড়ি ব্যাপক ভাংচুর করা হয়েছে । মারাত্বক আহত আমিরুল ইসলাম ( ২৫ ) ও কাশেম ( ৩৫ ) নামের দুই কর্মীকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে । বাকিরা বিভিন্ন কিনিকে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নিয়েছে । ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রায়হান উদ্দিন জানান , তার প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাতের অনুগত টিপু দলের মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা চালাচ্ছে । অপরদিকে সাবেক ছাত্রলীগ নেতা চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপু জানান , তার প্রতিদ্বন্দ্বী রায়হান উদ্দিনের কর্মীরা অতর্কিত ভাবে গত দুই দিনে ৩০ / ৩৫ টি বাড়িঘর ভাংচুর ও অসংখ্য কর্মীদের উপর হামলা চালিয়ে আহত করেছে । এছাড়া নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন । শৈলকুপা থানার সেকেন্ড অফিসার শহিদুল ইসলাম জানান , এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে । এদিকে হরিণাকুণ্ড উপজেলার চাঁদপুর ইউনিয়নে বুধবার রাতে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে । উল্লেখ্য ২৮ জুন শৈলকুপা উপজেলার ১৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ।
ফুলবাড়ী ( দিনাজপুর নিউজ ডট কম ) ॥ দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার যমুনা শাখা নদী সংলগ্ন ডাকবাংলোটি কর্তৃপরে অযত্ন ও অবহেলার কারণে বেহাল অবস্থায় পড়ে রয়েছে । ১৯৮১ সালের ১০মে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের মন্ত্রী ক্যাপ্টেন আব্দুল হালীম চৌধুরী এই এলাকার গুরুত্ব বিবেচনা করে ফুলবাড়ী যমুনা নদী সংলগ্ন ডাকবাংলোটি স্থাপন করেন । কিন্তু ডাকবাংলো স্থাপনের দীর্ঘ ২৯ বছর অতিক্রম হলেও ব্যবহার অনুপযোগী এ ডাকবাংলোটি শুধুমাত্র কর্তৃপরে অযত্ন ও অবহেলার কারণে পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে । দিনাজপুর জেলা পরিষদ কর্তৃক কয়েকবার টেন্ডার দিয়ে যতসামান্য কিছু কাজ করলেও কাজের কাজ কিছুই হয়নি । ডাকবাংলোটির বাউন্ডারির ওয়াল ভেঙ্গে পড়েছে । দেওয়ালের প্লাস্টার খুলে পড়েছে এবং ইট চুরি হয়ে যাচ্ছে । বাউন্ডারীর ভিতরের টিবল এবং বাংলোর ভিতরের ফ্যান চুরি হয়ে গেছে । সরকারী লোকজন থাকার জন্য ডাক বাংলোটিতে এলেও এ বেহাল অবস্থা দেখে তারা ফিরে চলে যান । দিনাজপুর জেলার অন্যান্য উপজেলার ডাকবাংলোগুলো সংস্কার হলেও ফুলবাড়ী উপজেলার এ ডাকবাংলোটি সংস্কারে নেই কোন পদপে । দিনাজপুর জেলা পরিষদ থেকে গত ৪ মাস আগে কেয়ারটেকার মোঃ আব্দুল তালেবকে ফুলবাড়ী ডাকবাংলোয় বদলী করা হলেও ডাকবাংলোটি সবসময় তালাবন্ধ অবস্থায় পড়ে থাকে । এখন আর এ বাংলোয় রাত্রে আলো জ্বলে না । ফুলবাড়ীতে সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলোটিতে সরকারী কর্মকর্তাদেরকে নিরুপায় হয়ে উঠতে হয় এবং রাত্রি যাপন করতে হয় । অনেক সময় সড়ক ও জনপদের ডাকবাংলোটিও ভাড়া পাওয়া যায় না । এতে সরকারি কর্মকর্তা ও বে - সরকারি সংস্থার লোকজনদেরকে অনেক কষ্ট ভোগ করতে হয় । ফুলবাড়ী সরকারি জেলা পরিষদের ডাকবাংলোটি পুঃর্ণ সংস্কার করা হলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় হবে । এভাবে দীর্ঘদিন যাবৎ পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকায় ডাকবাংলোটি মাদকসেবী ও পতিতাদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে । এলাকাবাসী ডাকবাংলোটি সংস্কার এবং পুনরায় চালুর জন্য যথাযথ কর্তৃপরে সু - দৃষ্টি কামনা করেছেন ।
তালিকানুযায়ী যেসব জায়গায় প্রাথমিক বিদ্যালয় নেই সেগুলো হলো - বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ২৪ নং ওয়ার্ডের রুপাতলীর ধানগবেষণা রোড বা জিয়ানগর , সদর উপজেলার ১০ ইউনিয়নের চারটি গ্রামের মধ্যে চর সিংহের কাঠী , ইছাগুড়া , বামনি কাঠী , ডেফুলিয়া , হিজলা উপজেলার খাগেরচর , চরজানপুর , বড়লক্ষিপুর , টুমলক্ষিপুর , আশুলি , আবুপুর , শংকরপাশা , খৈইলা , চরমান্দ্রা , ছোটলক্ষিপুর , ঘোষেরচর , আবদা , চর হিজলা ও কাউরিয়া ।
এলাকাবাসী জানায় , বরগুনার আমতলী ও পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদী সাগর মোহনা এবং শারিকখালী গ্রামের ডোন নদীর সংযোগস্থলে সত্তর দশকে পানি উন্নয়ন বোর্ড বাঁধ ও ক্লোজার নির্মাণ করে । লবণ পানির হাত থেকে কৃষি জমি রক্ষায় এ বাঁধ ও ক্লোজার নির্মাণ করা হয় । তবে নব্বই দশকে একটি প্রভাবশালী মহল মাছ চাষ করতে নামমাত্র মূল্যে ইজারা নিয়ে বাঁধসহ ক্লোজার দখল করে নেয় । প্রভাবশালীরা ক্লোজার দিয়ে তাদের ইচ্ছামত নদীর লবণ পানি ওঠানামা করানোর কারণে কৃষি কাজ বন্ধ হয়ে যায় ।
স্থানীয় সূত্রে জানা যায় , শুক্রবার সকালে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু ঘটে । ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে । তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায় নি ।
কৃতজ্ঞতা : শফিউল আলম ইমন এবং মিল্টন আপনার নামটি বাদ পড়লে অনুগ্রহপূর্বক লিখে যান । জানুয়ারি অনির্বান : ১লা জানুয়ারি খান সাহেব : ১ লা জানুয়ারী সাঁঝবাতি ' র রুপকথা : ১লা জানুয়ারি িদদারুল আলম বাননা : ১ মানব মানিক : ২ ইফতেখার ইনান : ২ জানুয়ারি সুমাইয়াশফিক : ৬ জানুয়ারী , ১৯৯৮ আইকোনাস ক্লাস্টাস : ৮ শেখ জলিল : ১০ দুর্লভ : ১০ মুখোশধারী বলেছেন : ১২ ভাসমান : ১৩ অনিকেত : জানুয়ারী ১৩ , ১৯৭৭ অ্যামাটার : ১৪ই জানুয়ারী রিয়াজ শাহেদ : ১৬ জানুয়ারি ১৯৮২ শরীফ উদ্দীন : ১৮ ণিরোনামহীন : ২২শে জানুয়ারী ফেরারী পথিক : ২৭ নিবেদীতা : ২৭ হোঁদল কুঁত কুঁত : ২৯ মনযূর মান্নান : ৩০শে জানুয়ারি , ১৯৮৬ইং রণদীপম বসু : ৩১ ফেব্রুয়ারী তাজুল ইসলাম মুন্না : ৯ই ফেব্রুয়ারী উত্তরেরকল্পতরু : ফেব্রুয়ারী ১২ , ১৯৭৯ আরিফ থেকে আনা : ১৩ ফেব্রুয়ারী প্রচেত্য : ১৪ ফেব্রুয়ারী আবু সালেহ : ১৫ ই ফেব্রুয়ারী নুশেরা : ফেব্রুয়ারী ১৫ বোকামাষ্টার : ১৫ ফেব্রুয়ারী মোঃ নাজমুল হাসান : ১৭ই ফেব্রুয়ারী ভাঙা চাঁদ : ফেব্রুয়ারী ২১ ঘনাদা : ২১ বুমবুম : ২৫ফেব্রুয়ারী নেমেসিস : ২৯ শে ফেব্রুয়ারী তাসমান : ২৯ ফেব্রুয়ারী । মার্চ অ্যালন : ১মার্চ , ১৯৮২ সাল সিটিজি৪বিডি : ১মার্চ , ১৯৭৯ সাতিয়া মুনতাহা নিশা : ২রা মার্চ চিলে কোঠার সেপাই : ৭ মেঘ : ৮ ই মার্চ শাব্বির আহমদ : ৮ নীভা : ৮ তামিম ইরফান : ১০ সেকেতুরে : ১৫ ই মার্চ ১৯৮৩ইং ইরতেজা : মার্চ ১৭ , ১৯৮০ ব্যর্থ প্রেমিক : ১৭ লাজুকবোকা বলেছেন : ১৯ ফাহমিম বলেছেন : ২০শে মার্চ রুখসানা তাজীন : ২২ মার্চ , ৮০ । আহমাদ মুজতবা : ২৪ মানুষ : ২৬ বৃত্তবন্দী : ২৬শে মার্চ , ১৯৭৯ বহুরুপি : ২৭ মার্চ এপ্রিল নাজিরুল হক : ১ বলাকা : ৯ এপ্রিল পথ হারা পথিক : ৯ই এপ্রিল অরণ্যচারী : ৯ই এপ্রিল নিসর্গ পথিক : ১৩ এপ্রিল নুরুন্নবী হাসিব : ১৩ নিপা বলেছেন : ১৪ নাহিদ : ১৪ মাহমুদুল হাসান রুবেল : ১৫ এপ্রিল ক্যামেরাম্যান : ৭ ( সরকারী ) , ১৭ ( বেসরকারী ) মাহবুব সুমন : ২২ শফিকুল : ২৩ শে এপ্রিল নবজন্ম : ২৫ বালুকাবেলা বলেছেন : ২৭শে এপ্রিল জিল্লুর রহমান সবুজ : ২৮ এপ্রিল মে নাইম : ৩ রা মে , ১৯৮১ ইরাবতী : ৩ রা মে , ১৯৮৩ প্রীটি সোনিয়া : ৪ পারভেজ : ১১ই মে , ১৯৮৩ সপ্নচারী : ১৩ মে ১৯৮০ আনিকা : ১৩ দোলাহাসান : ১৩ সুপ্ত সবুজ : ১৪ মে , ১৯৮২ পথিক ! ! ! ! ! ! ! : ১৫ই মে আসিফুল ইসলাম : ১৮ই মে কিংশুক০০৭ : মে ১৮ নতুন : ২১ শে মে , ১৯৭৯ সাইফ সামির : ২১ মে , ১৯৮৬ রিজভী : ২৩ কতবতবকতকত : ২৫ পগাহঙ : ২৫ মে ফারহান দাউদ : ৩০ জুন শাহবাজ : ১ আশিক হাসান : ০২ জুন জ্বিনের বাদশা : ৩ ণিরোনামহীন বলেছেন : গোলাপি - ৩রা জুন গাজী মো : সাইফুল ইসলাম : ১০ কাঙ্গাল মুরশিদ : ১০ মুহিব : ১৩ জুন , ১৯৮০ মেহেদী ইকবাল রমি : ২৫শে জুন সার্কিট : ২৫শে জুন ব্লুজ : জুন ২৮ জুলাই ঝড়ো হাওয়া - ৩ কালপুরুষ - ৭ মিসকল : ৯ জুলাই চির সবুজ : ১১ মাসুদ যা বলেছেন ঠিকই : ১৩ জুলাই হৃদয়হীনা : ২০ নিশীথ রাতের বাদলধারা : ২২ জুলাই ১৯৯০ ওমিক্রনল্যাব : ২৩ আমি_একজন . মানুষ : ২৪ জুলাই সুখী মানুষ : ২৫ জুলাই ১৯৮১ রাগ ইমন : ৩০ সবাক : ৩০জুলাই সাইফুর : ৩১শে জুলাই , ১৯৮২ অমাবশ্যার চাঁদ ( মোহাম্মদ সাইদ ) : ৩১ শে জুলাই আগাষ্ট রন্টি চৌধুরী : আগষ্ট ৩ পথিক মানিক : ৪ মেহরাব শাহরিয়ার : ৮ মিরাজ : ৯ খোলাচিঠি : ১০ বহুরূপী মহাজন : ১০ ই আগস্ট , ১৯৮৩ মোঃ মোশাররফ হোসেন : ১০ আগস্ট সামিউল জাহান : ১২ই আগষ্ট আতিক ১৭ : ১৫ আগষ্ট ১৯৮৩ একরামুল হক শামীম : ১৭ অপ্সরা : ১৭ ই অগাস্ট ব্যাকটেরিয়া : ১৭ ই অগাস্ট কাঙাল মামা : ১৮ অদ্ভুত আঁধার এক : ২০শে আগষ্ট ~ টক্স ~ : ২০শে আগষ্ট কাল্বেলা : ২৪ আগস্ট ক্রাউন বলেছেন : ৩০ অদ্ভুত আঁধার এক : ২০শে আগষ্ট কালো : ২৮ সেপ্টেম্বর স্বাপ্নিক : ২ সেপ্টেম্বর বিবর্তনবাদী : ৪ পুষ্প এর ছোট ভাই : ১০ ইয় । সিন কবির : ১২ সেপ্টেম্বর মাইনুল বলেছেন : ১২ ই সেপ্টেম্বর আশাবাদী ! ! : ১৩ই সেপ্টেম্বর চন্দন : ১৪ সেপ্টেম্বর আফরোজাশফিক : ১৫ ই সেপ্টেমবর মেসবাহ য়াযাদ : ১৬ সেপ্টেম্বর রাকিব : ১৯ অন্তিম : ২৩শে সেপ্টেম্বর রাতমজুর : ২৫ সেপ্টেম্বর ১৯৮০ লিপিকার : ২৭ সেপ্টেম্বর শান্তির দেবদূত : ৩০ অক্টোবর ভোরের তারা : ৪ঠা অক্টোবর মিজানুর রহমান : ৬ অক্টোবর ড্রাকুলা : ৯ অক্টোবর শেখ রহিম : ১০ অক্টোবর ত্রিভুজ : ১৩ পলটু : অক্টোবর ১৩ নোমান০৮ : ১৫ রসের হাঁড়ি : ১৭ অক্টোবর পুষ্প : ১৮ কৈলাশ : ২২ নীল েঢউ : ২২ কোলাহল : ২৬ জটিল : ৩১ অক্টোবর মারুফ হায়দার নিপু : ৩১ প্রাপ্তি - ৩১ নভেম্বর শেরিফ আল সায়ার : ৬ ই নভেম্বর । চাঁদের বুড়ি : ৯ই নভেম্বর সামী মিয়াদাদ : ৯ খুশবু : ১১ জাতক : ১৪ ই নভেম্বর চিটি : ২২ আসিফ আহমেদ : ২৩ নভেম্বর , ১৯৭৯ রোজ শুক্রবার এফ আই দীপু : ২৩ আনমোনা : ২৩ নভেম্বর । নামহীন মানব : নভেম্বর ২৬ সাঈফ শেরিফ : ২৭ নভেম্বর বৈকুনঠ : ২৮ নভেম্বর মহসীন কাজী : ৩০ নভেম্বর , ১৯৭৬ ডিসেম্বর ফরহাদ উদ্দিন স্বপন : ২ শফিউল আলম ইমন : ২ সারিয়া - ৩ আরিফুল হোসেন তুহিন : ৪ ডিসেম্বর রেটিং : ডিসেম্বর ৭ বুলবুল আহমেদ পান্না : ৮ ডিসেম্বর ১৯৭৯ কাজ করে খাই : ১৪ ডিসেম্বর ছায়ার আলো : ১২ আবদাল্লাহ বিন মাহবুব : ১৫ সিহাব চৌধুরি : ২০ েজবীন : ২০শে তাত্ত্বিক : ২৫ ডিসেম্বর ১৯৭৬ ঢিপু : ২৫ শে ডিসেম্বর নিলা : ২৬ সালাহউদ্দীন মুহম্মদ সুমন : ২৮ ডিসেম্বর ১৯৮৪ তানিয়া রেহমান : ৩১ ভাস্কর চৌধুরী : ৩১
নামটি আমার বলি - জুলফি পানচিল ইংরেজিতে বলি - Whiskered Tern বৈজ্ঞানিক নাম - Chlidonias hybridus
সরিষাবাড়ী ( জামালপুর ) প্রতিনিধি \ সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নে সামাজিক দ্বন্দ নিয়ে দু ' পক্ষের মধ্যে [ Read More ]
কৌশিক আহমেদ তোমাকে সংগে নেবো না । একাই যাবো । যদি যাও , তবে থেমে যাবে , হতোদ্যম হবো । ব্লগে যোগদান করেছেন : শনিবার , ১ জানুয়ারি ২০১১ স্থান : ঢাকা
৩য় রমযান - আমি সাহরির সময় ঘুম থেকে জাগতে পারিনি , যখন ঘুম ভেঙ্গেছে তখন আর সাহরির সময় বাকি নেই । আমার প্রশ্ন হল সাহরি না খেয়ে রোযার নিয়ত করলে রোজা হবে কি ? রফিকুল ইসলাম ঝিগাতলা , ঢাকা
দেশে আসতে সব মিলিয়ে দাম কতো লাগলো ?
By মোঃ শাহজালাল পঞ্চগড় দেখা হয়েছে : ০ বার ঐতিহ্য ও গ্রামবাংলা
রাঙ্গামাটি , ২৬ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : রাঙ্গামাটির জুরাছড়িতে শান্তিচুক্তির পক্ষ ও বিপক্ষ গ্রুপের সংঘাতে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে । তার নাম বিজয় সিং চাকমা ( ৩১ ) । সে রাঙামাটি সদর উপজেলার কান্দ্যা গ্রামের রতন চাকমার ছেলে । আজ রোববার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানায় , সকাল ৭টার দিকে সন্তু গ্রুপের ২০ / ২৫ জন সশস্ত্র সদস্য জুরাছড়ি উপজেলার গিলাতলি গ্রামে হামলা চালায় । এ সময় সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই বিজয় সিং চাকমা নিহত হয় । এ ব্যাপারে জুড়াছড়ি থানার ইনচার্জ অফিসার এসআই রফিক জানান , গোলাগুলির কথা শুনেছি । হতাহতের বিষয়টি এ পর্যন্ত থানায় জানায়নি । আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিষয়টি জানার চেষ্টা করছি । দুর্গম এলাকা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছানো কষ্টসাধ্য বলেও জানান তিনি । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / ডিএইচ / এমএইচ / ১৩ . ১৪ঘ )
চট্টগ্রাম , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪৪ ছাত্রের অকাল মৃত্যুতে সারাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে সীতাকুণ্ডের একটি মহিলা মাদ্রাসায় শোকসভা চলাকালে ১৫ ছাত্রী মূর্ছা গেছেন । এদের মধ্যে ৮ জনকে সীতাকুণ্ড স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে । আজ বুধবার সীতাকুণ্ড পৌর সদরের ঈদলপুর এলাকার জোবাইদিয়া মহিলা আলীয় মাদ্রাসায় এ ঘটনা ঘটে । মাদ্রাসার বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম শীর্ষ নিউজকে জানান , বেলা ১২টার দিকে মিরস্মরাইয়ে নিহতদের স্মরণে শোকসভায় মোনাজাত পরিচালনাকালে ছাত্রী - শিক্ষক শিক্ষিকারা কান্নায় ভেঙে পড়েন । মোনাজাত শেষ করে সবাই ক্লাসে চলে গেলে সেখানে একের পর এক ১৫ ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে । ১৫ ছাত্রী মধ্যে কয়েকজনের জ্ঞান ফিরলেও ৮ জনকে সীতাকুণ্ড স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে । তারা হচ্ছে - লিনা , হাসিনা , রোকশানা , মিথুন , ফারজানা , চুমকি , সায়মা ও সুফিয়া । যাদের জ্ঞান ফিরেছে তারা কেউ কেউ মাথা ব্যথা এবং পেটের ব্যথার কথা জানান । চিকিৎসকরা জানান , গরমের কারণেও ছাত্রীরা অজ্ঞান হয়ে পড়তে পারে । মাদ্রাসাটিতে প্রায় ৬শ ছাত্রী রয়েছে । এ ঘটনার পর মাদ্রাসা ছুটি ঘোষণা করা হয় । ( শীর্ষ নিউজ ডটকম / এসআই / এআই / সস / ১৪ . ২৬ঘ . )
ভয়ে ভয়ে পড়লাম , কিন্ত কমেন্ট দেওনের সাহস পাচ্ছিলাম না । পাগল থেকে ১০০ হাত দূরে থাকি কিনা তাই ।
ঢাকার খিলগাঁও নাছিরাবাদ ইউপি ডেমরার ডেমরা ইউপি , সবুজবাগের মান্ডা , দক্ষিণগাঁও ( পার্ট ) ইউপি ।
ধন্যবাদ ভাই , পেনড্রাইভের ভাইরাস হল অনেকটা HIV এর মত । এই যন্ত্রনা থেকে রেহাই পাবার জন্য আপনার ঔষধ টা কাজে লাগানোর চেষ্টা করব ।
ঢাকা , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডেস্ক ) : পাকিস্তান বিমান বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এয়ার মার্শাল মোহাম্মদ হাসান তদন্ত কমিশনকে জানিয়েছেন , গত ২ মে মার্কিন কমান্ডো হামলায় ওসামা বিন লাদেন নিহত হওয়ার দিন বিদেশি হেলিকপ্টারের উপস্থিতির খবর পাওয়া মাত্র অপারেশনাল মানদণ্ড অনুযায়ী পাকিস্তান বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছিল । তবে ভৌগোলিক সীমাবদ্ধতার জন্য পাকিস্তানি রাডার অনুপ্রবেশকারী হেলিকপ্টার শনাক্ত করতে পারেনি । আজ মঙ্গলবার ডনের অনলাইন সংস্করণে এ সংবাদ প্রকাশিত হয়েছে । পাকিস্তানি রাডারকে ফাঁকি দিয়ে গ্যারিসন শহর রাওয়ালপিন্ডির অদূরে এবোটাবাদে ২ মে মার্কিন হেলিকপ্টার অনুপ্রবেশ করে আল - কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করতে সফল হওয়ায় গোটা পাকিস্তান সশস্ত্র বাহিনী বিশেষ করে সে দেশের বিমানবাহিনীর যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দেয় । এ প্রশ্নের জবাব খুঁজে বের করতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জাভেদ ইকবালের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয় । গতকাল সোমবার এ কমিশনকে লিখিতভাবে এয়ার মার্শাল হাসান জানান , এবোটাবাদে মার্কিন কমান্ডো অভিযানের বহু আগে থেকে পাকিস্তান বিমানবাহিনী পশ্চিমাঞ্চলীয় সীমান্তে শান্তিকালীন অবস্থা বজায় রাখত । বিমানবাহিনী ২ মে ভোর পর্যন্ত এবোটাবাদের আকাশে টহল অব্যাহত রেখেছিল । তবে অঞ্চলটি দুর্গম পাহাড়ি হওয়ায় পাকিস্তানি রাডার অনুপ্রবেশকারী হেলিকপ্টার শনাক্ত করতে ব্যর্থ হয় । ( শীর্ষ নিউজ ডটকম / এসএইচকে / এআইকে / ১৯ . ১০ঘ )
এছাক নানারকম ফন্দি আঁটিতে লাগিল । শয়নে স্বপনে আমিনা ভিন্ন তাহার অন্য চিনা নাই -
রাজধানীতে মিনারেল ওয়াটার নামে চলছে ওয়াসার দুর্গন্ধযুক্ত পানি বোতলজাত করে বাণিজ্য । সরাসরি ওয়াসার সরবরাহকৃত পানি বোতল কিংবা জারে ভর্তি করে মিনারেল ওয়াটার ( বিশুদ্ধ পানি ) নামে আমরা কি পান করছি তা দেখার কেউ নেই । এই ময়লা যুক্ত পানি সেবনে ডায়রিয়াসহ নানা ধরনের পানিবাহিত রোগে অনেকেই আক্রান্ত হচ্ছে । রাজধানীর অলি গলিতে ময়লা , আবর্জনা ও নোংরা পরিবেশে শত শত মিনারেল ওয়াটার প্রতিষ্ঠান চালু করে বিশুদ্ধ পানির নামে দুর্গন্ধযুক্ত পানি বাজারজাত করা হচ্ছে দীর্ঘদিন থেকে । সিটি কর্পোরেশন , বিএসটিআই ও ওয়াসা এই অবৈধ পানির ব্যবসা নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে । মোবাইল কোর্ট মিনারেল ওয়াটার কারখানায় গিয়ে ময়লা আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশে ওয়াসার পানি বোতলজাত ও জারে ভর্তি করে অফিস আদালত , ব্যবসায় প্রতিষ্ঠানে , মিল কারখানায় সরবরাহ করার দৃশ্য দেখতে পায় । জারগুলো হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে পরিস্কার করার নিয়ম থাকলেও গুড়া সাবান দিয়ে অনেক কারখানায় পরিস্কার করতে দেখে মোবাইল কোর্ট । অনেক কারখানা ড্রেনে কিংবা ময়লা আবর্জনার মধ্যে জার ও বোতল ফেলে রাখে । বোতলের ভিতরে শ্যাওলা পড়া । পোকা মাকড় থাকাও বিচিত্র নয় । মোবাইল কোর্ট ও বিএসটিআই সূত্রে বলা হয় , রাজধানীতে অবৈধ মিনারেল ওয়াটার ব্যবসায়ী প্রতিষ্ঠান সহস্রাধিক । মোবাইল কোর্ট এখন থেকে কঠোর অবস্থানে যাচ্ছে । এখন আর জরিমানা নয় , সরাসরি শাস্তি প্রদান করছে মোবাইল কোর্ট । ময়লাযুক্ত মিনারেল ওয়াটারের বাণিজ্য শুধু রাজধানীতে নয় , গ্রামাঞ্চল পর্যন্ত চলছে ব্যাপক হারে । দিনমজুর থেকে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত প্রায় সকলে মিনারেল ওয়াটার সেবন করছে নিত্য দিন । বর্তমানে মিনারেল ওয়াটার সেবন করে না , এমন লোক পাওয়া যাবে না । মিনারেল ওয়াটারের নামে কি সেবন করছে , তা ঐ সেবনকারীরা জানে না । অনেকে মিনারেল ওয়াটারের বোতল ও জারে বাহারি রংয়ের লেভেলে নানা ধরনের মিনারেলের নাম লেখা দেখে আস্থা স্থাপন করে । শনিবার ম্যাজিস্ট্রেট আল আমিনের নেতৃত্বে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট মেরুল বাড্ডায় ওএসপিও ' র ড্রিংকিং ওয়াটার কারখানায় অভিযান চালায় । জারগুলোর ভিতরে ময়লা ও শ্যাওলা এবং এগুলো নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে রাখা দেখতে পায় মোবাইল কোর্ট । ওয়াসার সরবরাহকৃত নোংরা পানি বোতলে ভর্তি করতে দেখে মোবাইল কোর্ট । স্বয়ং এই কারখানার মালিক সানাউলস্নাহ জারে পানি ভর্তি করার সময় মোবাইল কোর্টের হাতে ধরা পড়ে । মালিক এক সময় চট্টগ্রামে এক কেমিক্যাল কারখানার শ্রমিক ছিলেন । সেখান থেকে অবসর নিয়ে বেশ কিছু দিন ধরে তিনি এই মিনারেল ওয়াটারের বাণিজ্য করে আসছেন । তিনি বিএসটিআইয়ের অনুমোদন নেননি । মোবাইল কোর্ট সানা উলস্নাহকে ছয় মাস জেল এবং এক লাখ টাকা জরিমানা , অনাদায়ে আরও এক মাস জেল প্রদান করে । তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয় । কারখানা সীলগালা এবং জার ও বোতলগুলো ধ্বংস করা হয় । একই মোবাইল কোর্ট কল্যাণপুর এলাকায় নুহা ফুডস এন্ড পিওর ড্রিংকিং ওয়াটার কারখানায় অভিযান চালিয়ে একই চিত্র দেখতে পায় । বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দীর্ঘদিন ওয়াসার সরবরাহকৃত পানি মিনারেল ওয়াটার বলে দেদারসে বাজারজাত করে আসছিল । এই কারখানার ম্যানেজার সেন্টু মিয়াকে দুই মাস জেল দিয়ে মোবাইল কোর্ট সরাসরি কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয় । কারখানাটি সীলগালা করে । পলাতক মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য মোবাইল কোর্ট নির্দেশ দেয় । মিরপুর পীরেরবাগ এলাকায় একই মোবাইল কোর্ট মা রওশন ফাতেমা ফুড এন্ড ড্রিংকিং ওয়াটার কারখানায় অভিযান চালিয়ে একই অবস্থা দেখতে পায় । মালিক পলাতক । বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মিনারেল ওয়াটারের নামে বাণিজ্য করে আসছিল । মোবাইল কোর্ট ম্যানেজার লাবলুকে ২ মাস জেল দিয়ে কারাগারে পাঠিয়ে দেয় । কারখানা সীলগালা করে এবং পলাতক মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেয় । ওয়াসার এমডি প্রকৌশলী ড . তাকসিম এ খান গতকাল রাতে জানান , রাজধানীতে মাত্র ১১০টি প্রতিষ্ঠানকে জারে ওয়াসার পানি ভর্তি করে বাজারজাত করার ওয়াসা থেকে অনুমোদন দেয়া হয় । তবে জারে পানি ভর্তি করে বাজারজাত করার পূর্বে বিএসটিআইয়ের অনুমোদন নেয়া বাধ্যতামূলক । এসব প্রতিষ্ঠান বিএসটিআইয়ের অনুমোদন নেয়নি । এ কারণে জারে পানি ভর্তি করা ১১০টি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করা হচ্ছে । নতুন করে আর কাউকে জারে পানি ভর্তি করার অনুমোদন ওয়াসা থেকে দেয়া হবে না । বিএসটিআইয়ের অনুমোদন সাপেক্ষে কেউ নিজস্ব খরচে টিউবওয়েল বসিয়ে পানি জারে ভর্তি করে ব্যবসা করার অনুমোদন ওয়াসা থেকে দেয়া হবে । সরাসরি ওয়াসার পানি জারে ভর্তি করার বিরুদ্ধে অভিযান শুরু করা হবে বলে এমডি জানান । মহাখালী আইসিডিডিআরবি ও খাদ্য পরীক্ষাগার সূত্রে বলা হয় , বাজারের মিনারেল ওয়াটার পান করে ডায়রিয়া , হেপাটাইটিস বি , সি ভাইরাস ও জন্ডিস , আমাশয় , টাইফয়েডসহ নানা রোগ - ব্যাধিতে আক্রান্ত হচ্ছে অনেকেই । প্রতিদিন ডায়রিয়াসহ পানিবাহিত রোগ - ব্যাধিতে আক্রান্ত বিপুল সংখ্যক রোগী আইসিডিডিআরবিতে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট চিকিৎসার জন্য আসছে ।
ব্লগ টিউটোরিয়াল - আপনার নিজের ব্লগটি কিভাবে আরো সুন্দর ও তথ্য পূর্ণ করে সাজাতে পারেন ( নতুন আপডেট ) অফলাইনে ওয়েবসাইট ব্রাউজ করুন ! ! ! এক সাথে অনেক ছবি রিসাইজ করুন ছবি ব্লগ - স্বাধীনতার যুদ্ধ
তারিখ : ৯ জুলাই , শনিবার সময় : বিকাল ৫ টা স্থান : মাদানী গালর্স স্কুল , মার্ডেল ষ্ট্রীট , লন্ডন , ই ১ অতিথি : হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনসারী প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান বিশেষ অতিথি : লুৎফুর রহমান , নির্বাহী মেয়র টাওয়ার হ্যামলেটস যোগাযোগ : জামেয়া মাদানীয়া ওয়েলফেয়ার ট্রাষ্ট , ইউকে ০৭৯ ৯৬৮১ ২৮৯৭ , ০৭৯ ৫৭৩৮ ২০২১
ঝালকাঠি , ২০ এপ্রিল ( সূর্যালোক নিউজ ) : : দুরারোগ্য ক্যান্সার আফসানা ফারিনের ( ১৬ ) জীবনটাকে ওলট - পালট করে দিয়েছে । চুরমার হয়ে গেছে সব স্বপ্ন । একটু একটু করে নিভতে বসেছে তার জীবনপ্রদীপ । কিন্তু সুন্দর এ পৃথিবীতে সে বেঁচে থাকতে চায় । এজন্য প্রয়োজন হৃদয়বান মানুষের একটু সহযোগিতা । ঝালকাঠি শহরের রোনাল্ডসে রোডের একেএম শাহ আলমের মেয়ে ফারিন । বর্তমানে সে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন । তিন বছর যাবৎ চিকিৎসার খরচ বহন করার পর তার পরিবার প্রায় নিঃস্ব । এখনও অনেক টাকা দরকার । তাকে সাহায্য করার ব্যাংক হিসাব হচ্ছে - একেএম শাহ আলম , সঞ্চয়ী হিসাব নং - ২৪১৬ , সোনালী ব্যাংক , কোর্ট বিল্ডিং শাখা , ঝালকাঠি । যোগাযোগের জন্য মোবাইলফোন নম্বর হচ্ছে - ০১৭১৯৭৩৩৮৫৯ ।
সেই রাত্রেই বনোয়ারির আর দেখা নাই । কেবল সে একছত্র চিঠি লিখিয়া গেছে যে , সে চাকরি খুঁজিতে বাহির হইল ।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হওয়ার বিরোধ ও জের ধরে সাতক্ষীরায় ইসরাফিল তরফদার নামের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে হাত পা ভেঙ্গে দেয়া হয়েছে । সোমবার রাত সাড়ে ৯টায় জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে এই হামলা ও নির্যাতনের ঘটনা ঘটে । আশঙ্কাজনক অবস্থায় ইসরাফিলকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । [ . . . ]
আজিকে এজিদে হাসানে হোসেনে গলাগলি , দোজখে ভেশতে ফুল ও আগুনে ঢলাঢলি , শিরী ফরহাদে জড়াজড়ি !
শেরপুর , ২২ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : বর্তমান চালের বাজার মূল্যের চেয়ে সরকারি সংগ্রহ মূল্য কম নির্ধারিত করার ফলে চাতাল মালিকদের চাল সরবরাহ করতে লোকসান গুণতে হচ্ছে । এ অবস্থায় শেরপুরে চাতাল মালিক ও চালকল মালিকদের মধ্যে সরকারি চাল সরবরাহে অনীহা দেখা দিয়েছে ।
( এই লেখাটি পড়েছেন : ৭৬ জন )
দিনাজপুর কোতয়ালী থানার সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে নিয়মের অধিক সার মজুদ করা হয়েছে টের পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রহমান ও তাসনিম জেরিন শেখ - এর নেতৃত্বে দিনাজপুরের পুলহাট আউলিয়াপুর এলাকায় মোসাদ্দেক সাত্তার ট্রেডার্স সারের গোডাউনে অভিযান চালানো হয় ।
১৯৩৭ সাল । শুধু মুলতান নয় আশেপাশের সবগুলো রাজ্যেই হাহাকার । যার হোতা এই ইংরেজজাতি । সাদা চামড়ার মানুষগুলো এমনই , মানুষকে কষ্ট দিয়ে মুখে মুখে সান্ত্বনা আওড়ায় আমাদের জিনিস সাতপাঁচ করে আমাদের বুঝায় । পরের ধনে পোদ্দারি করার
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন নাঈম ইসলাম , শাহাদাত হোসেন এবং মোহাম্মদ আশরাফুল । একটি করে উইকেট পেয়েছেন নাজমুল হোসেন এবং নাসির হোসেন ।
সকাল সাড়ে ছয়টার দিকে ইসলামী ছাত্র মজলিস নেতাকর্মীরা দলের মতিঝিলে সুরমা টাওয়ারে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয় । এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা নেজাম উদ্দিন , সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির , সম্মিলিত মাশায়েখ পরিষদের যুগ্মমহাসচিব ড . খলিকুর রহমান মাদানী , খেলাফত মজলিসের পল্টন থানার সভাপতি হাফেজ সামছুল আলম , জাতীয় ওলামা পরিষদের মহানগর সভাপতি দ্বীন মো . কাশেমি এবং মজলিসের কর্মী নজরুল ইসলাম ও সাইদুর রহমানসহ ১০ জনকে আটক করে । এ সময় পুলিশের সঙ্গে মজলিস নেতাকর্মীদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ।
প্রফেসর আর . এ চৌধুরী পারভেজ এমবিবিএস ( ডিএমসি ) , এফসিপিএস ( সার্জারী ) জেনারেল এন্ড ল্যাপারোস্কোপিক সার্জন অধ্যাপক সার্জারী বিভাগ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল চেম্বার : শমরিতা হাসপাতাল ৮৯ / ১ , পান্থপথ , ঢাকা টেলিফোন : ৯১৩১৯০১ রোগী দেখার সময় : বিকাল ৫টা থেকে রাত ৮টা
ফেনী , ১০ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : ফেনী মডেল থানা পুলিশ ২৪ লাখ টাকার ভারতীয় শাড়িসহ ২ জনকে আটক করেছে । আটককৃতরা হচ্ছে কুমিল্লা কোতোয়ালি থানার চকবাজারের মোহন মিয়ার ছেলে জাহাঙ্গীর ও একই এলাকার মৃত সেরাজুল হকের ছেলে জামাল হোসেন । আজ রোববার ভোরে এদের আটক করা হয় । পুলিশ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম ও এএসআই মোশাররফ হোসেন ফেনী বিসিক সংলগ্ন এলাকায় অভিযান চালায় । এ সময় একটি মাইক্রোবাস ( ঢাকা মেট্রো চ ১৪ - ১৩৮৫ ) থেকে ২৪০টি শাড়িসহ জাহাঙ্গীর ও জামালকে আটক করে পুলিশ । মাইক্রোবাসটি কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলো । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এসএস / সস / ১৬ . ০১ঘ )
এইটা সেই জুলকারনাইন না , ১৯৭৭ সাল থেকে কোরান পড়ছে আর সবাইকে " তুই আমারথে বেশি বুঝস " বলতাসে ? মুমিন মুছলমানকে " মালাউন " বইলা গালি দিতেছে ?
[ গত ১৮ মার্চ ২০১১ জুমাবার মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়ার কেরাণীগঞ্জ , হযরতপুর প্রাঙ্গনে আবনাউল মারকায ফাউন্ডেশনের মজলিস অনুষ্ঠিত হয় । উপস্থিত ফারেগীনদের উদ্দেশে মজলিসে মারকাযের আমীনুত তালীম ছাহেবের প্রদত্ত বয়ান এবং তৎপরবর্তী জুমার খুতবার সার - সংক্ষেপ মুছাজজিল থেকে লিখে আলকাউসারের শিক্ষার্থী পাঠকদের খেদমতে পেশ করা হল । আশা করি , তারাও এর দ্বারা উপকৃত হবেন ইনশাআল্লাহ । ]
সেই দিনই গোধূলি লগ্নে রাজপুত্রের সাথে রাজকন্যার বিয়ে হয়ে গেল । পরদিন সকালে রাজা মন্ত্রীকে পাঠালেন রাজপুত্রের দ্বিতীয় ইচ্ছেটা জানবার জন্য । কারাগারের দরোজা খুলে মন্ত্রী খুব সমীহ করে রাজপুত্রের সামনে দাঁড়ালেন । রাজপুত্রতো শুধু আর রাজপুত্রই নন , এখন তিনি জামাই রাজা !
নতুন গান ডাউনলোড করতে অনেকেরই প্রথম পছন্দ দরিদ্র ডট কম । বাংলার পাশাপাশি হিন্দী ও ইংরেজী গানও পাবেন এখানে । এছাড়া নাটক , ম্যাগাজিন অনুষ্ঠান , টেলিফিল্ম , কার্টুন , মিউজিক ভিডিও , মুভিসহ অনেক কিছুই আছে সাইটটিতে । এছাড়া জীবনযাত্রার অনেক বিষয়েই মুক্ত আলোচনার জন্য ফোরাম আছে এখানে । চাইলে খুব সহজেই আপনি আপনার মতামত এখানে দিতে পারেন ।
লেখক বলেছেন : বই ? ! আমার ? ! কি যে কন্না বস ! আপনে পড়ছেন বইলা ভালো লাগলো
* আক্বা কা গাদা হো হে জাহান্নাম তুবি সুনলে অ কেইসে জ্বলে যো কি গোলামে মাদানী হো
পিরোজপুরের মঠবাড়িয়ায় মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে আদালতে মামলা করা হয়েছে । মঙ্গলবার বড়মাছুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সালাম মোল্লা বাদি হয়ে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন । বিচারক মো . কবিরউদ্দিন প্রামানিক মামলাটি গ্রহণ করে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালে প্রেরণের আদেশ দেন । মামলার আসামীরা হলেন , বড় মাছুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির হোসেন ওরফে আলী মেম্বর ও তার ৩ ভাই মোদাচ্ছের মৃধা ( ৭৫ ) , নজরুল ইসলাম মৃধা ( ৭০ ) , দেলোয়ার হোসন ( ৬১ ) সহ স্থানীয় আবুল হাসান মোল্লা ( ৭৭ ) , আজিজ খান ( ৫৯ ) , মো . আমির হোসেন হাওলাদার ( ৬২ ) , সেলিম মোল্লা ( ৫৬ ) , লিয়াকত আলী ( ৫৮ ) । মামলার বাদি মুক্তিযোদ্ধা আবদুস সালাম মোল্লা মামলায় অভিযোগ করেন , স্বাধীনতা বিরোধী আসামীরা সংঘবদ্ধ হয়ে ১৯৭১ সালে স্থানীয় রাজাকার বাহিনী গঠন করে ৮ জুন সকালে বাদির পিতার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালায় । তারা গ্রামের হিন্দু বাড়িতে পর্যায়ক্রমে লুটপাট চালিয়ে ৬জন হিন্দুকে আটক করে । সকাল এগারটার দিকে গ্রামের মোল্লা বাড়ির পার্শ্বস্থ খাল পাড়ে নিয়ে গুলি করে হত্যা করে । এ সময় কষ্টে কুলু , রাজন্দ্রেনাথ কুলু , হরন্দ্রেনাথ বৈরাগী , রবীন্দ্রনাথ বৈরাগী , রাখাল মিস্ত্রি , অস্বিনি বেপারি ঘটনাস্থলে শহীদ হন । এছাড়া আসামীরা রাজপাড়া গ্রামে এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষন করে । আসামীরা বড়মাছুয়া গ্রামের এমতাজ উদ্দিনের দুই পুত্র আমির হোসেন ও নুর মোহাম্মদকে কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে । উল্লেখ্য , মঠবাড়িয়ায় গণহত্যায় এ পর্যন্ত আদালতে দুইটি যুদ্ধাপরাধের মামলা হয়েছে ।
মাদার পীর কোনো বাস্তব পীর নন । তার অস্তিত্ব কাল্পনিক , মারেফতি ধরনের । কিংবদন্তী আছে যে হারুত - মারুত নামের দুই ফেরেশতা একবার পৃথিবীতে আসেন জীবন পর্যবেক্ষণ করতে । তারা এসে এক সুন্দরী নারীর প্রেমে পতিত হন । তারা সেই নারীর প্রেমে এমনভাবে আসক্ত হয়ে পড়েন যে , ভুলেই যান তারা ফেরেশতা । তাদের প্রেমের ফলেই জন্ম হয় মাদার পীরের । তার জন্মের অব্যবহিত পরেই ফেরেশতারা খোদার ইচ্ছায় নিজেদের ভুলে যাওয়া সত্ত্বার কথা মনে করতে পারেন ফের । তারা এই দুনিয়া ত্যাগ করে চলে যান আসমানে তাদের নিবাসে ও কর্মক্ষেত্রে । একদিন হযরত আলী ( রাঃ ) শিকারে এসে কাপকুপের জঙ্গলে কুড়িয়ে পান শিশুকে । পুত্রেরমতো লালন - পালন করেন । পরবর্তীতে মারফতি তরিকায় কঠোর সাধনা করে সিদ্ধিলাভ করেন মাদার পীর । এবং এসমে আজমের মাধ্যমে দম বা শুমার ধরে অনেক অসাধ্য সাধনের শক্তি অর্জন করেন । অর্জিত এই শক্তি বা মাহাত্ম মানবকল্যাণে লাগানোর জন্য তিনি ঘুরে বেরিয়েছেন দেশে - দেশান্তরে । তার এক - একটি কেরামতি নিয়ে এক - একটি পালা রচিত হয়েছে । এইরকম তার কয়েকটি পালার কথা জানা যায় । যেমন জিন্দাশাহ মাদার , আসকান মাদার , তালেমুল মাদার , খাতেমুল মাদার ইত্যাদি । এক এক পালায় এক এক নামে আবির্ভাব ঘটে শাহ মাদার পীরের । যেমন - ' সমশের গোলাব ' পালায় রুহানী বা আধ্যাত্মিক শক্তি নিয়ে মাদার পীর পাল্লা দেন বড়পীর হযরতআবদুল কাদের জিলানী ( রঃ ) - র সাথে । রাজা ছিলছত্র একবার শিশু ইমাম হাসান ও ইমাম হোসেন ( রঃ ) - কে চুরি করে নিয়ে যায় তার দেশে । রাজা ছিলছত্রের দেশ হচ্ছে আরব মুলুক থেকে অনেক দূরে - সাত সমুদ্র তেরো নদীর ওপারে । হাসান - হোসেনকে মুক্ত করতে সেই দেশে যান মোহাম্মদ হানিফা । কিন্তু তিনিও বন্দী হন রাজা ছিলছত্রের সৈন্যদের হাতে । এই সংবাদে ক্রুদ্ধ হয়ে ছুটে যান মাদার পীর । তিনি বন্দী করেন রাজা ছিলছত্রকে । কিন্তু হাসান - হোসেনকে কোথায় বন্দী করে রেখেছে , তা কিছুৃতেই জানায় না রাজা ছিলছত্র । তখন মাদার পীর তার ঝোলার মধ্যে ভরে ছিলছত্রের গোটা রাজ্যটাই তুলে আনেন । তারপর মা ফাতেমা ( রাঃ ) এর সামনে এনে মেলে ধরেন ঝোলা এবং খুঁজে নিতে বলেন তাঁর পুত্রদের ।
ইত্যাদি বলেছেন : ১ লালসালু ২ চাটিকিয়াং রুমান ৩ পাহাড়ের কান্না ৪ ডিজিটাল দুষ্টু ছেলে ৫ দুর্যোধন ৬ শূণ্য উপত্যকা
মাগো তোমার কথা মনে হলে তোমায় ফোন করে বলি ,
আর পাষণ্ডটাকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা পুলিশকে অসংখ্য ধন্যবাদ । সাথে সাথে টাকার মাহে আসক্ত হয়ে কোন আইনজীবি যেন এই মানুষরূপী জানোয়ারটার জন্য কোর্টে মুভ না করে , এটা আমার দেশবাসীর পক্ষ থেকে বিশেষ অনুরোধ । কারন মানুষের জন্য মানবাধিকার , কোন জানোয়ার বা অমানুষের জন্য কোন মানবিক অধিকার প্রযোজ্য হলে সারা পৃথিবী একদিন অমানুষে ভরে যাবে একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না ।
কথা : নাজিম মাহ্মুদ সুর : সংগ্রহ ( ওঠ হে ভারত লক্ষী ) জাগো হে বাংলার জনতা বলো মানুষ মানুষের জন্য ধর্ম বিভেদ বিষ জীর্ন করো পুন্য এ জীবন ধন্য স্বাপদে ভরা জনারন্য এ জঘন্য করো দূর আমাদের পাপ গন্য । । বলো হয়ো নাকো হিংসায় মত্ত বলো বলো সবে মানবতা সত্য পৃথিবীটাকে বদলে দাও নব এক শতক সমাগত । জ্ঞানের প্রদীপ আজ জ্বালো এই আমাদের বাংলাদেশে সৈনিক লও তুলে ঝান্ডা চেতানার এ নব উন্মেষে তোমারই আলোকে অবশেষে যাবে ভেসে যারা এখনও অন্ধ অচৈতন্য । । বলো হয়োনাকো . . . . শতক সমাগত । মৌলবাদের কোন ঠাঁই নাই এই আমাদের বাংলাদেশে সৈনিক লও তুলে ঝান্ডা চেতনার এ নব উন্মেষে তোমারই আলোকে অবশেষে যাবে ভেসে , যারা করেছে ধর্ম পূজি পণ্য । । বলো হয়োনাকো . . . শতক সমাগত ।
সাজুগুজু ' কিউবেলা হেয়ার অ্যান্ড বিউটি ' র কর্ণধার ফারজানা আরমান মনে করেন তারুণ্যের নিজস্ব সৌন্দর্যে এ বয়সের মেয়েরা এমনিতেই সুন্দর হয়ে ওঠে । পার্টিতে যেতে তাই সালোয়ার - কামিজের সঙ্গে দরকার শুধু ফ্যাশনেবল একটা হেয়ার স্টাইল , সঙ্গে হালকা মুখসাজ । ঘরেই করতে পারেন এমন কয়েক রকম চুলসজ্জা আর একদম মৌলিক একটা মেকআপের বিষয়ে জেনে নিন তাঁর কাছেইঃ
মাহবুব আলম লাভলু আগামী ২৩ জুন মতলব উত্তর উপজেলার ইউপি নির্বাচন । এই নির্বাচনে ১২টি ইউনিয়নে ১০৮টি কেন্দ্রে ১০৮ জন প্রিজাইডিং অফিসার , ৪৭০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯৪০ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে । মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়নে ১ নারীসহ ৭৫ জন চেয়ারম্যান প্রার্থী , সংরক্ষিত সদস্য পদে ৯৭ জন ও সাধারণ সদস্য পদে ৩৬৬ জনসহ মোট ৫৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । ১২টি ইউনিয়নে ৭৫ জন চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এবং একই ওয়ার্ডে একাধিক চেয়ারম্যান প্রার্থী থাকায় প্রাধান্য বিস্তার নিয়ে ভোট গ্রহণের দিন গোলযোগের আশঙ্কা করছে ভোটার ও প্রার্থীরা । তবে সবাই শান্তিপূর্ণ ভোট গ্রহণ কামনা করছেন । শান্তিপূর্ণ ভোট গ্রহণের ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ভোটার ও প্রার্থীরা । এ ব্যাপারে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রুস্তম আলী সিকদার পিপিএম বলেন , এ উপজেলায় শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে । অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণের সকল ব্যবস্থা গ্রহণ করা হবে । ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যেয়ে ভোট দেয়ার সব ব্যবস্থা নেয়া হয়েছে । ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীরা এখন গণসংযোগ , পথসভা ও উঠোন বৈঠক করে পার করছে প্রতিটি ক্ষণ । মতলব উত্তরের নির্বাচন এবার ভোটারদের কাছে অতীতের অন্য নির্বাচনের চেয়ে একটু আলাদা মাত্রা জুগিয়েছে । কে কোন্ রাজনৈতিক দলের নেতা বা সমর্থক হিসেবে প্রার্থী হয়েছেন , কে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থী সেটাই এবার মুখ্য বিষয় ভোটারদের কাছে । নিজ দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্যে নানান কৌশল আটছে রাজনৈতিক নেতারা । উপজেলার ১২টি ইউনিয়ন যেনো এখন নির্বাচনী জ্বরে কাঁপছে । সর্বত্র বইছে নির্বাচনী আমেজ । নির্বাচনী প্রচারণায় এবার তরুণ ও নতুন প্রার্থীরা সাবেকদের চেয়ে এগিয়ে । এবারের নির্বাচনে সভা - সমাবেশ , মিছিল , শোডাউন না থাকায় বিরাজ করছে অন্য রকম এক পরিবেশ , যেনো যুদ্ধ হচ্ছে তুমুল কিন্তু শব্দ হচ্ছে না । পোস্টার , ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে অলি - গলি ও গাছের ডালপালা । এ বর্ষা মৌসুমে ঝড় বৃষ্টিতে ভিজেও প্রার্থীরা চালাচ্ছেন তাদের বিরামহীন প্রচারণা । ভোট পাওয়ার জন্য প্রার্থীরা মহিলা সমর্থকদেরকেও পাঠাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি । ঘুম নেই সমর্থকদেরও । পুরনো আত্মীয় - স্বজনদের খোঁজখবর নেয়াসহ আম - কাঠাল দেয়ার মাধ্যমে ভোট প্রার্থনা করছেন প্রার্থী ও তাদের কর্মী - সমর্থকরা । ভোটারদেরকে কাছে টানার জন্যে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি । তবে ভোটাররা এবার ভোট দেবেন বুঝে শুনে । তারা খুব সচেতন । যাদের দ্বারা এলাকার উন্নয়ন হবে এবং কাছে পাওয়া যাবে তাদেরকেই এবার ভোট দেবেন ভোটাররা । তারা চান একটি সুষ্ঠু , অবাধ ও নিরপেক্ষ নির্বাচন । উপজেলার ১২টি ইউনিয়নে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হচ্ছেন ঃ ষাটনল ইউনিয়নে চেয়ারম্যান পদে একেএম শরীফ উল্যাহ সরকার ( দেয়ালঘড়ি ) , দেওয়ান গোলজার আলম ( জাহাজ ) , গিয়াস উদ্দিন চৌধুরী ( আনারস ) , ফেরদৌস আলম ( গরুর গাড়ি ) , মাহবুব আলম ( কাপ পিরিচ ) , শাহজালাল প্রধান ( মাইক ) , আবু হানিফ ( দোয়াত কলম ) ও নবীর হোসেন ( তালা ) । এছাড়া সংরক্ষিত সদস্য পদে ৪ জন ও সাধারণ সদস্য পদে ৩৩ জন । এই ইউনিয়নে ভোটার সংখ্যা ১০ , ১০২ জন । সাদুল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মজিবুর রহমান সরকার ( দোয়াত কলম ) , জোবায়ের আজিম পাঠান স্বপন ( আনারস ) , মুন্সী লোকমান আহমেদ ( দেয়াল ঘড়ি ) , রানা আহমেদ রফিক ( গরুর গাড়ি ) ও রফিকুল ইসলাম মাস্টার ( তালা ) । এছাড়া সংরক্ষিত সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন । এই ইউনিয়নে ভোটার সংখ্যা ১২ , ৭৮৪ জন । জহিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনিরুজ্জামান কানু ( দেয়াল ঘড়ি ) , আলী আক্কাছ বাদল ( আনারস ) , মুক্তার হোসেন ( গরুর গাড়ি ) ও রফিকুল ইসলাম কাজল ( তালা ) । সংরক্ষিত সদস্য পদে ৬ জন ও সাধারণ সদস্য পদে ২৩ জন । এই ইউনিয়নে ভোটার সংখ্যা ৭ , ০৭১ জন । ফতেপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে নূর মোহাম্মদ ( আনারস ) , সলিমউল্যাহ লাভলু ( টেলিফোন ) , আবুল হোসেন খন্দকার ( মাইক ) , কাজী মেজবাহ উদ্দিন মজিদ ( বালতি ) , মোজাম্মেল হক সরকার ( গরুর গাড়ি ) , একেএম গোলাম হোসেন ( কাপ পিরিচ ) , বোরহান উদ্দিন প্রধান ( গিটার ) , সাদেকুর রহমান ( তালা ) , হাজী শাহাবুদ্দিন ভূঁইয়া ( জাহাজ ) , আব্দুল লতিফ বেগ ( দেয়াল ঘড়ি ) , ফখরুল ইসলাম ( চশমা ) ও শাহজাহান প্রধান ( দোয়াত কলম ) । সংরক্ষিত সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৩ জন । এই ইউনিয়নে ভোটার সংখ্যা ১২ , ১৩৩ জন । এখলাছপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মেছবাহ উদ্দিন জনি ( দেয়াল ঘড়ি ) , হাজী মোছাদ্দেক হোসেন মুরাদ ( গরুর গাড়ি ) , অ্যাডঃ জসিম উদ্দিন ( আনারস ) , নজরুল ইসলাম ( তালা ) , শাহাদাৎ হোসেন বেপারী ( দোয়াত কলম ) ও ফরিদ উদ্দিন সিদ্দিকি ( জাহাজ ) । সংরক্ষিত সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ২৬ জন । এই ইউনিয়নে ভোটার সংখ্যা ৭ , ৪৬৫ জন । ফরাজীকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আব্দুল আউয়াল ( তালা ) , কামাল উদ্দিন গাজী ( আনারস ) ও দেলোয়ার হোসেন দানেশ ( গরুর গাড়ি ) । সংরক্ষিত সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩১ জন । এই ইউনিয়নে ভোটার সংখ্যা ২১ , ৬৭০ জন । সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম পাটোয়ারী ( তালা ) , লিয়াকত আলী ( দোয়াত কলম ) , মঞ্জুর মোর্শেদ স্বপন ( গরুর গাড়ি ) , আবুবকর সিদ্দিক খোকন ( আনারস ) , শফিকুল ইসলাম ( কাপ পিরিচ ) , রওশন আরা ( জাহাজ ) ও আঃ করিম সরকার ( দেয়াল ঘড়ি ) । সংরক্ষিত সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন । এই ইউনিয়নে ভোটার সংখ্যা ১১ , ৩৬৫ জন । বাগানবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ফয়েজ আহমেদ ( তালা ) , নান্নু মিয়া ( আনারস ) , মোশারফ হোসেন মাস্টার ( দেয়ালঘড়ি ) , আব্দুলস্ন্লাহ আল মামুন ( গরুর গাড়ি ) ও হারুন অর রশিদ ( কাপ পিরিচ ) । সংরক্ষিত সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৭ জন । এই ইউনিয়নে ভোটার সংখ্যা ১২ , ৬৬৯ জন । ফতেপুর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে গোলাম নবী বাদল ( কাপ পিরিচ ) , অ্যাডঃ শাহরিয়ার ডালিম ( দেয়াল ঘড়ি ) , আবুল কাশেম ( আনারস ) , আজমল হোসেন চৌধুরী ( গরুর গাড়ি ) , মজিদ বেপারী মধু ( টেলিফোন ) , মোস্তফা কামাল ( মাইক ) , আব্দুল কাইউম খান ( চশমা ) , আব্দুর রাজ্জাক ( জাহাজ ) , কাজী সালাউদ্দিন ( তালা ) , মনির হোসেন সরকার ( দোয়াত কলম ) ও আবুল কালাম সরকার ( বালতি ) । সংরক্ষিত সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৬ জন । এই ইউনিয়নে ভোটার সংখ্যা ১৩ , ১৫৯ জন । দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে এহসান মিয়া ( দেয়াল ঘড়ি ) , মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ( গরুর গাড়ি ) , দেওয়ান আবুল খায়ের ( মাইক ) , আরিফুল ইসলাম ইমন ( আনারস ) , একেএম আজাদ ( কাপ পিরিচ ) , খন্দকার সাইফুল ইসলাম মানিক ( জাহাজ ) , তোফাজ্জল হোসেন ( তালা ) , মমিন আলী দেওয়ান ( দোয়াত কলম ) ও আবু বকর সিদ্দিক ( চশমা ) । সংরক্ষিত সদস্য পদে ৭ জন ও সাধারণ সদস্য পদে ৩০ জন । এই ইউনিয়নে ভোটার সংখ্যা ১৫ , ৫৮০ জন । ইসলামাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে সাজেদুল হাসান বাতেন ( দেয়াল ঘড়ি ) , শাহ মোঃ আল আমিন সরকার ( দোয়াত কলম ) , মোঃ মানিক ( আনারস ) , মঈনউদ্দিন আহমেদ ( গরুর গাড়ি ) ও রফিকুল ইসলাম ( তালা ) । সংরক্ষিত সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৪ জন । এই ইউনিয়নে ভোটার সংখ্যা ৯ , ৯৮৪ জন । মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন । সংরক্ষিত সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩০ জন ।
এদিকে প্রবাসে প্রতিদিন সম্পাদক ও প্রকাশক আনোয়ার শাহজাহান , নির্বাহী সম্পাদক শায়লা শারমীন , সাহিত্য সম্পাদক রুহুল আমিন রুহেল , বার্তা সম্পাদক আনোয়ার মুরাদ এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।
এখন ওয়েষ্টার্ন ইউনিয়ন এর মাধ্যমে কিভাবে পেমেন্ট গ্রহন করা যায় সে ব্যাপারে বিস্তারিত জানতে চাই । বিশেষ করে জানতে চাই - আমাকে কি কি তথ্য জানাতে হবে টাকা পাঠানোর জন্য আর নির্দিষ্ট কোন ব্যাংক / নিজের ব্যাংক একাউন্ট লাগবে কি নাকি যে কোন ব্যাংক থেকে টাকা তোলা যাবে । আর টাকা পাঠাতে বা গ্রহন করতে কার দিক থেকে কত চার্জ কাটবে ?
By সাদিয়া সুলতানা Babugonj , Barisal দেখা হয়েছে : ০ বার
কাউন্সিলর : টোলারবাগের রাস্তা করেছি । ২০১০ সালে দক্ষিণ বিশিল প্রধান সড়ক হয়েছে । করওয়ালাপাড়া , শাহআলীবাগ রাস্তায় রেডিমিক্সের ঢালাই দেয়া হয়েছে । জনতা হাউজিং , পূর্ব ও পশ্চিম আহম্মেদনগর এবং একতা রাস্তার উন্নয়ন ও সংস্কার কাজ হয়েছে । মনিরউদ্দিন , পাইকপাড়া ও শাহআলীবাগ রাস্তার উন্নয়ন প্রক্রিয়াধীন আছে । আর নিচু রাস্তাগুলো উঁচু করার প্রক্রিয়া চলছে । টেন্ডার হয়ে গেছে । এ ছাড়া শাহআলীবাগে ৪ ফিট রাস্তা থাকার কারণে বিগত বছরগুলোতে কোনো গাড়ি , বেবিটেক্সি ঢুকতে পারেনি । বর্তমানে রাস্তাটি ১৮ ফিট করা হয়েছে ।
এরপর আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা তিলাওয়াত করতে হবে । হাদীসে আছে যে সূরা ফাতিহার এক এক অংশ তিলাওয়াত করার সাথে সাথে আল্লাহ এর জওয়াব দেন । এ হাদীসের কথাগুলো এমন আবেগময় ভাষায় বলা হয়েছে যা বান্দাহর মনে গভীর দোলা দেয় । হাদীসটি নিম্নরূপ : অর্থ : হযরত আবূ হুরায়রা ( রা ) থেকে বর্ণিত । তিনি বলেলন , আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি : আল্লাহ তাআলা বলেন , আমি নামাযকে আমার ও আমার বান্দাহর মধ্যে দুভাগে ভাগ করেছি । আর আমার বান্দাহ আমার নিকট যা চায় তাই পাবে । বান্দাহ যখন বলে , ' ' আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন । " তখন আল্লাহ বলেন , " আমার বান্দাহ আমার প্রশংসা করল । " যখন বান্দাহ বলে ' আর রাহমানির রাহীম " তখন আল্লাহ বলেন আমার বান্দাহ আমার গুণ গাইল " যখন বান্দাহ বলে " মালিকি ইয়াওমিদ্দীন " তখন আল্লাহ বলেন " আমার বান্দাহ আমার গৌরব বর্ণনা করল "
এলাকার লোকজনের বরাত দিয়ে ইউএনও মোজাম্মেল হক জানান , স্বাধীনতা যুদ্ধের সময় এখানে মুক্তিযুদ্ধের পক্ষের লোজজনকে এখানে এনে হত্যা করে মাটিচাপা দেয় রাজাকার আলবদর সদস্যরা ।
জীবনের পরাজয় বলেছেন : মা শুধালেন " দেখ তো বাবা , এই মেয়ে বউ হিসেবে কীরূপ হইবে ? আমার তো ভীষণ পছন্দ হইয়াছে । " গ্রীষ্মকালে খরতাপে আমার শরীরে বসন্তের বাতাস লাগিল মনে হল কোন এক স্বর্গের কড়া নাড়িতেছি যাক ! দেরিতে হইলেও ঘরে সুন্দরী বউ আসিতেছে মা বলিলেন " তোর মামার মতটাও জানিতে হইবে ' খোকা ' হাজার হোক তাহারই তো বিবাহ " হাসতে হাসতে পেট গেলো
হায় হায় বাংলা ব্লগে এ কি দিলেন ! ! ! না না গানটার ব্যাপারে কিছু বলছি না , তবে গানটার ইতিহাস , জোয়ান বায়েজ এর কন্ঠে গানটির আলাদা কি মাহাত্ম ফুটে উঠেছে এসব নিয়েও তো আপনার কিছু বক্তব্য লিখতে পারতেন ।
বিডিআরের ( বর্তমানে বিজিবি ) ঢাকা সেক্টর সদর দফতরের ৮৪ জন জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে । এদের মধ্যে সর্বোচ্চ ৭ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয় ২৩ জনকে । সর্বনিম্ন ৪ মাসের কারাদন্ড দেয়া হয়েছে ১ জনকে । বিদ্রোহের অভিযোগে অভিযুক্ত জওয়ানদের কেউই খালাস পায়নি । সশ্রম কারাদন্ডের পাশাপাশি সব আসামিকে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে । গতকাল বুধবার সকালে পিলখানায় বিজিবি ' র দরবার হলে স্থাপিত বিশেষ আদালত - ১১ এর বিচারক ও বিজিবি ' র ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল ইফতেখারউদ্দিন মাহমুদ এই রায় ঘোষণা করেন । রায় ঘোষণার পরে সাজাপ্রাপ্ত আসামিরা এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং সবাই নিজেদের নির্দোষ দাবি করেন । সাজাপ্রাপ্ত এই ৮৪ আসামির মধ্যে ৮ জন সিআইডির চার্জশিটভুক্ত আসামি । এদের সবাইকে ৭ বছর কারাদন্ড দেয়া হয়েছে ।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ফুটবল » অনলাইনে সরাসরি দেখুন ওয়ার্ড কাপ ফুটবল
সিনেমা দেখার প্রতি আগ্রহ ছিল ছোটবেলা থেকেই । কিন্তু অনেক সময় সুযোগ ও সামর্থের অভাবে দেখতে পারিনি কাঙ্খিত সিনেমাগুলি । আজ যখন সুযোগ ও সামর্থ দুটাই আছে , তখন সময়টাকে নিজের করে পাওয়া কষ্টের হয়ে দাড়িয়েছে । তারপরও দেখা হয় । কিন্তু যা হয় না তা হল ব্লগারদের সাথে শেয়ার করা । চলুন তাহলে আজ সেই শেয়ারের কাজটা শেষ করে নেই আমার জন্মদিনটাকে সামনে রেখে ।
গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীবাজার থেকে ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব । গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে র্যাব - ৬ গাংনী ক্যাম্প সদস্যরা ওই বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি এলজি শার্টারগান , ১টি পিস্তল ও ১টি ওয়ান শুটারগান উদ্ধার করে । র্যাব - ৬ গাংনী ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি শেখ জাহিদুল ইসলাম জানান , গোপন সংবাদের ভিত্তিতে বামন্দীবাজারে অভিযান চালানো হয় । বাজারের স্কুল মার্কেটের সামনে একটি মাইক্রোবাসের নিচ থেকে ৪টি অস্ত্র উদ্ধার করা হয় । অস্ত্র কেনাবেচার জন্য অস্ত্রগুলো ঘটনাস্থলে রাখা হয়েছিলো বলে ধারণা করছে র্যাব ।
উজিরপুর , ( বরিশাল ) , বাংলাদেশনিউজ২৪x৭ . কম স্কুলছাত্রী মেয়েকে বখাটের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় এবার ইভটিজিংয়ের শিকার হয়েছেন বরিশালের উজিরপুরে এক মা । ইভটিজার ও তার সহযোগীরা স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে তার মায়ের হাত ভেঙ্গে দেয় । বুধবার সকালে এ ঘটনা ঘটে । আহত ছাত্রীর মাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । জানা গেছে , উপজেলার সদর উত্তর কমলাপুর ইউনিয়নের রাজমিস্ত্রী সেকান্দার হাওলাদারের মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী শারমীনকে ( ১২ ) দীর্ঘদিন ধরে একই এলাকার সোমেদ শিকদারের বখাটে ছেলে মাসুদ শিকদার ( ২১ ) নানাভাবে উত্ত্যক্ত করে আসছে । বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বখাটে মাসুদ ও তার সহযোগীরা শারমীনের বাড়িতে যায় । এরপর তার মা শাহিনুর বেগমকে ডেকে শারমীনকে বিয়ের প্রস্তাব দেয় । শাহিনুর এতে অসম্মতি জানায় । এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে মাসুদ ও তার সহযোগীরা শাহিনুরের ডান হাত ভেঙ্গে দেয় । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / প্রতিনিধি / এসএ .
লেখক বলেছেন : আপ্নারেও অনেক ধইন্যা আপনার আংকেল ভাল আছে
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ভূমিধসে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে । গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে ৯ জনকে । নিহতদের অধিকাংশই এতিমখানার শিশু বলে জানা গেছে । এদের বয়স ৮ থেকে ১৮ ' র মধ্যে । মালয়েশিয়ার সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানায় বিবিসি । গত শনিবার কুয়ালালামপুরের দক্ষিণে হুলু লাঙ্গাত গ্রামে ভূমিধসের এ ঘটনাটি ঘটে । সংবাদে জানা যায় , রাজধানী কুয়ালালামপুরে দক্ষিণে হুলু লাঙ্গাত গ্রামে হাদিয়া মাদ্রাসা আল তাকওয়া নামক এতিমখানায় ২০ জন শিশু এবং তাদের দেখাশুনায় নিয়োজিত ৫ জন কর্মকর্তা অবস্থান করছিলেন । গত শনিবার পর পর দুটি ভূমিধস সেখানে আঘাত হানলে তারা সবাই মাটি চাপা পড়েন । এদের মধ্যে ১৬ জন নিহত হয় । গুরুতর আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ।
ইসলামিক ইতিহাসে ১৩৪৫ সালের দিকে প্রথম মানামার উল্লেখ পাওয়া যায় । পর্তুগিজরা ১৫২১ সালে এটি দখল করে , এবং পরে পারসিকরা এটি ১৬০২ সালে জয় করে । ১৭৮৩ সাল হতে অল্প কিছু সময় ছাড়া শহরটি আল - খলিফাহ্ রাজবংশ এর অধিকারে রয়েছে । মানামাকে ১৯৫৮ সালে একটি মুক্ত বন্দর হিসাবে ঘোষণা করা হয় , এবং ১৯৭১ সালে এটি বাহরাইনের রাজধানী হিসাবে ঘোষিত হয় । [ তথ্যসূত্র প্রয়োজন ]
পাবনা , ২৫ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : পাবনার আতাইকুলা থানায় যৌন হয়রানির শিকার হয়ে ১১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আত্মহত্যার চেষ্টাকারী শামীমা আক্তার ( ১৪ ) নামের এক মাদ্রাসা ছাত্রী . . . . বিস্তারিত পড়ুন »
মুয়া - ফুয়া আসলে তোমাদের চোরা পরিবারের জন্যে দুঃস্বপ্ন মাত্র , বাস্তবে তাহাদের কোন অস্তিত্ব ছিলনা । এই উদ্দিনদের লইয়া তোমরা হেলুসিনেশনে ভুগিতেছ । মুয়া - ফুয়াদের চেহারায় আসলে আজরাইল আসিয়াছিল তোমাদের গাবুইরা মাইর দিতে । ক্ষমতার মসনদে বসিয়া তোমরা ভূলিয়া গিয়াছিলে আজরাইল বলিয়া কেউ একজন আছেন । ঈশ্বরের তাই গোস্বা হইয়াছিল । হয়ত যতদিন বাঁচিয়া থাকিবে দুঃস্বপনের মত মুয়া - ফুয়ারা হাজির হইবে সাক্ষাত যমদূতের বেশে । আমাবস্যায় তোমার হাড্ডির জোড়াগুলি যখন ব্যথা করিবে , শরীরে যখন পানি নামিবে , কোমর যখন অচল হইয়া পরিবে , ইয়া নফসি ইয়া নফসি রবে আকাশ বাতাস কাঁপাইয়া তুলিও ।
সুন্দরপুর গ্রামের ওনিল টুডু বলেন , আর বলেন না । শীত তো খুব পড়েছে , বাহে । ছিঁড়া কেতা পাটি গায় দিয়ে , নাত কাটাই । একই গ্রামের গৃহিণী মাতি মার্দি বলেন , খুব শীত পড়ছে । কাপন , নেপ , কনবল কিছুই আমাগো নাই । শীতে বাঁচ্চা - কাচ্চা নিয়ে নাত কাটানো সমস্যা হয়ে গেছে । রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায় , উত্তরাঞ্চলে সপ্তাহব্যাপী তীব্র শৈত্যপ্রবাহ চলছে । শৈত্যপ্রবাহ আরো কয়েক দিন থাকবে । তিনি আরো বলেন , আদিবাসীদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে শীতবস্ত্র প্রেরণ করা প্রয়োজন ।
তো পৈটিক গোলযোগ কি বন্ধ হইছে এখন ? নাকি ঝটিকা অভিযানের ফলাফল এখনো ফুল ফোর্সে চালু আছে ?
এলাকাবাসী জানায় , দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে দক্ষিণ নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একাধিক জামে মসজিদ নদীতে বিলীন হতে পারে ।
তির্যক বলেছেন : ভাই আপনে পোস্ট দিলেই হীট । আপনারে চটি মাল্য দিয়ে অভ্যার্থনা করতে মুন চায় ।
সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ : কতটা প্রস্তুত বাংলাদেশ রাজ্জাক রাজা
গোপালগঞ্জ , ২৬ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে । আজ রোববার সন্ধ্যায় কান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মীসভা অনুষ্ঠিত হয় । উপজেলার ধারাবাশাইল বাজারে আনুষ্ঠিত এ কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ - সাংগঠনিক সম্পাদক এসএম জিলালী । বিশেষ অতিথি ছিলেন বিএনপি উপজেলা শাখার সভাপতি এসএম মহিউদ্দিন । কান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মার্টিন বারিকদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি এডভোকেট তৌফিক , বিএনপি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার , পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার , সাবেক ছাত্রদল নেতা মানিক হাওলাদার , উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মান্নান শেখ প্রমুখ । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / শাসি / আরআর / ২১ . ২২ ঘ . )
লেখক বলেছেন : কসাইরা যখন জাবরাজাবরি করে গরুটাকে ফেললো আমার মনে হচিছলো গরুটা হাশিমকে খুজছে । আমি নিশ্চিত সে হাশিমকে খুজছিলো । ধন্যবাদ আপনার ফিলিংসের পাশে আমারটা রাখতে পারলাম বলে ।
সূর্য়কে ধন্যবাদ এমন সুন্দর মন্তব্যর জন্য , দূঃখ এটাই যে এই কবিতাটি ৩৯বার দেখা হয়েছে আর মন্তব্য হয়েছে মাত্র ১৮ টি আর অন্য লেখা যেখা হাজার ছাড়িয়ে গেছে , Mashiur Rahman Durjoy - তার উপযুক্ত মূল্য অবশ্যই একদিন সে পাবে ।
শৈলেন ফলের পাত্র টেবিলের উপর রাখিয়া পায়ে ধরিয়া কালীপদকে প্রণাম করিল এবং কহিল , ' আমি গুরুতর অপরাধ করিয়াছি , আমাকে মাপ করুন । '
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান , ভোররাত ৪টার দিকে গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের কাদের ফারাজীর বাড়িতে হানা দেয় একদল দুর্বৃত্ত । তারা বাড়ির সবাইকে জিম্মি করে অর্থ ও স্বর্ণালংকার লুটে নেয় । এ সময় বাড়ির লোকজনের চিৎকারে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ।
বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে সৃষ্ট এ অগ্নিকাণ্ডে কারখানার ভেতরে থাকা কেমিক্যাল ও বিভিন্ন মালামাল পুড়ে যায় ।
এছাড়া লেখার মাঝে মাঝে গ্যাপ দিবা - নাইলে মানুষ নিঃশ্বাস বন্ধ করে গেট টুগেদারের দিন তোমারে বানাইবো . . . ( আমি এডিট করে গ্যাপ দিলাম )
আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ ! ! ! সুরাহ্ বাকারাহ্ ( তাফছিরুল কুরান ও হাদিছ ) ঃ এই পৃথিবী এক সবুজ গ্রহ মাত্র ! এরকম হাজার হাজার গ্রহ আছে মহাকাশে । কিন্তু সব গুলোই এক আসমানের নিচে । এরকম আরও ছয় আসমান আছে । একটার পর একটা । সর্বমোট সাত আসমান । এই সাত আসমানের উপর থাকে আল্লাহ্ ! আর তার নূর ছড়িয়ে আছে সারা দুনিয়াতে । যেমন একটা মোমবাতি জ্বালাও আর তার আলো ছড়িয়ে পরে পুরো ঘরে । সেই আল্লাহ্ ! একদিন তার মনে স্বাদ জাগল ! সে মাটির তইরি আদম বানাবে । কিন্তু ফেরেশতারা বলল - ইয়া আল্লাহ্ ! আপনি কি এরকম কাউকে বানাবেন ? যে দুনিয়াতে ফেতনা , ফাসাদ , খুন ও রক্ত জড়াবে ? উত্তরে আল্লাহ্ বলল - আমি যা জানি নিশ্চয়ই তুমি তা জাননা ! পরে আল্লাহ্ মাটির তইরি আদম বানানোর জন্য ফেরেশতাদের মাটি আনতে বলল । এক এক করে যাদের আল্লাহ্ মাটি আনতে পাঠিয়ে ছিল তারা ফিরে আসল । পরে আজরাইল ( আ : ) কে পাঠালেন । সে মাটি প্রত্যেকের মত বলল - তুমি আমাকে নিতে পারবেনা । এই মাটির আদম হয়ে সে পাপে জরিয়ে পরবে । আজরাইল ( আ : ) মাটির কথা না শুনে এক খাবলা দিয়ে নিয়ে যায় আল্লাহ্র কাছে । আল্লাহ্ তখন থেকে আজরাইল ( আ : ) কে বললেন - আজ থেকে তুমিই সকল জীবের প্রান কবজ করে আনবে । পরে আল্লাহ্ আদম ( আ : ) কে বানালেন । আরশের সামনে তাকে রেখে দিলেন । প্রান বিহীন । প্রশ্ন আসতে পারে - আল্লাহ্র আরশ কত বড় ? এ জন্য হাদিছে বলা হয়েছে । যার কোন সীমারেখা নেই । এই সারা দুনিয়াটাকে যদি আল্লাহ্র আরশের সামনে রাখা হয় তাহলে এই দুনিয়াটাকে দেখে একটা মুরগির খোসার সমান দেখা যাবে । তাহলে আল্লাহ্র আরস কত বড় ? আল্লাহু আকবার ! একদিন সকল ফেরেশতাদের বললেন - আমি যখন আদমকে প্রান দান করব তখন তোমরা তাকে সিজদাহ করবে । পরে আল্লাহ্তাআলা আদমকে প্রান দান করলেন । সব ফেরেশতা আল্লাহু আকবার বলে সিজদা করলেন । কিন্তু ইবলিশ আল্লাহ্র হুকুম অমান্য করে দাড়িয়ে রইল । আল্লাহ্ ইবলিশের আসল নাম দরে বললেন - তুমি সিজদাহ করছনা কেন ? ইবলিশ বলল - আমি ফেরেশতা হয়ে মাটির তইরি আদমকে সিজদাহ করতে পারিনা । কিন্তু মহান আল্লাহ্ আদমকে একটা গৃরহে রেখে দরজাটাকে একটু ছোট করে রাখলেন যাতে ইবলিশ আদমকে সিজদাহ করে । কিন্তু সে পাছা ফিরিয়ে প্রবেশ করল আর ইবলিশ নামে নাম হল । আদমকে আল্লাহ্ অনেক সন্মানিত করলেন । তাকে বেহেস্তে রাখলেন । কিন্তু আদমের একা একা সঙ্গী বিহীন থাকার কারনে মহান আল্লাহ্ আদমের ঘুমানোর সময় তার বাম পাঁজরের হাড় দিয়ে আদমের সাথী হাওয়া ( আ : ) কে বানালেন । আদম ( আ : ) ঘুম থেকে উঠে আনন্দ বোধ করলেন । আর আল্লাহ্ বললেন - হে আদম ! তুমি এই গাছটির নিকত যেওনা । এই গাছটি গন্দম ফলের গাছ । এই গাছ থেকে সাবধান হাদিছ ঃ আদম ( আ : ) ও হাওয়া ( আ : ) এরা দুজন খুব সুখে ও শান্তিতে আল্লাহ্র ইবাদাত করতে লাগলেন । কিন্তু ইবলিশতো ইবলিশ নামে খ্যাত হয়ে ইবলিশ হয়ে গিয়েছে । ইবলিশ এখন জান্নাত থেকে বিতারিত । ইবলিশ ময়ুরকে অনুরোধ করল তাকে বেহেশতে প্রবেশ করিয়ে দিতে । আর ময়ূর অনুরোধ করল সাপকে । সাপ তার মুখে করে ইবলিশকে জান্নাতে প্রবেশ করিয়ে দিল । ইবলিশ এক রুপ ধারন করে হাওয়া ( আ : ) কে দেখিয়ে দেখিয়ে বলল - ইস ! এই গন্দম ফল কিজে মজা ! কেন যে আল্লাহ্ তোমাদের খেতে নিশেধ করেছে । তুমি যদি আদমকে খাওয়াতে পার ! আদম তোমাকে অনেক মহব্বত করবে । হাওয়া ( আ : ) ইবলিশের কথা মত আদম ( আ : ) কে খাওয়াতে যায় কিন্তু হাওয়া ( আ : ) বেথ্র হয় । উপায় না পেয়ে তাকে সরবত বানিয়ে খাওয়ায় । আদম খেয়ে সাথে সাথে নিজের গলা চেপে ধরে বলে - তুমি আমাকে কি খাওয়ালে ? কিন্তু আদম ( আ : ) এর গলা চেপে ধরায় তার হাড় বেঙ্গে যায় । ওই থেক আমাদের সকলের গলার হাড়টা একটু খানি উঁচা ( শুধু পরুষের ) বেলায় । কিছুক্ষন পর জান্নাতি পোশাক তাদের শরীর থেকে উড়ে যায় । উলঙ্গ হয়ে পরে তারা দুজন । জান্নাতি পাতা দিয়ে তাদের লজ্জা ইস্থান ডাকে । আল্লাহ্ আদম ও হাওয়া ( আ : ) কে জান্নাত থেকে বিতাড়িত করেদেন । সাপকে বললেন - এতদিন তোমার মুখে সুগন্দ ছিল সবাই তোমাকে আদর করত কিন্তু আজ থেকে তোমার মুখে বিষ দেয়া হল আর তোমাকে কুচ্ছিত করা হল ও তোমার পা নিশ্চিহ্ন করে দেয়া হল । তোমাকে দেখা মাত্রই মানুষ তোমার উপর হামলা করবে । পরে ময়ূরকে আল্লাহ্ বললেন - তোমার যে ছয়শ উজ্জ্বল পাখা ! আজ থেক ছয়শ পাখা কেটে মাত্র দুটো পাখা দেয়া হল আর তোমার পা কুচ্ছিত করা হল । পরে আল্লাহ্ মুয়ুর ও সাপকেও জান্নাত থেকে বিতাড়িত করেদেন । আর ইবলিশকেও বিতাড়িত করেদেন । কিন্তু ইবলিস চাইলে আল্লাহ্র কাছে ক্ষমা চেয়ে নিতে পারত । তানাকরে আল্লাহ্র কাছে চাইল - আমি যেন আদমের পশমের গড়া দিয়ে প্রবেশ করতে পারি । সব আদমকে যেন জাহান্নামে নিতে পারি সেই ক্ষমতা আমাকে দাও । আল্লাহ্ তাই করলেন । ও মাফ চাইলে মাফও করে দিতেন । কিন্তু ইবলিশ তো ইবলিশই । পরে আল্লাহ্ ইবলিশকেও বিতাড়িত করেলেন আসমান থেকে দুনিয়াতে । হাদিছ ঃ আদম ( আ : ) দুনিয়ার এক প্রান্তে আর হাওয়া ( আ : ) অন্য প্রান্তে । একদিন আদম ( আ : ) আসমানের দিকে তাকিয়ে দেখলেন আল্লাহ্র আরসের সামনে লেখা রয়েছে লা ই লাহা ইল্লেল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ । আদম ( আ : ) ভাবলেন নিশ্চয়ই এ কোন আল্লাহ্র প্রিয় বান্দা হবে । দুজনে দু প্রান্তে কান্না ও ক্ষমা চাইতে লাগলেন । আর আল্লাহ্র কাছে বললেন - ইয়া আল্লাহ্ তোমার এই বান্দার উছিলায় আমাদের মাফ করে দাও । তখন দয়ালু আল্লাহ্ তাদের মাফ করে দিলেন । আর দুজনকে আবার এক করে দিলেন । হাজার হাজার বছর পার হল , নবীর পর নবী ( আ : ) আসলেন । পরে শেষ নবী আমাদের প্রিয় , আল্লাহ্র প্রিয় , সারা রাসুল গনের সরদার হযরত মুহাম্মাদ ( সা ) আসলেন । দুনিয়ার সব চাইতে কষ্ট আমাদের নবী করেছে , সব চাইতে রক্ত আমাদের নবী হযরত মুহাম্মাদ ( সা : ) জরিয়েছে । সেই নবী উম্মতের জন্য মার খাওয়া নবী , উম্মতের জন্য আল্লাহ্র কাছে কান্না করার নবী , উম্মতের জন্য নিজের পরিবার পরিজন কুরাবান করার নবী । আমরা সেই নবীরই উম্মাত এই নবী আমাদের কাছে আল্লাহ্ পাঠিয়েছেন কেন ? কেননা আল্লাহ্ আমাদেরকে খুব মহব্বত করে । এই দুনিয়ার পরীক্ষার ময়দানে যে জীতে আল্লাহ্র কাছে যেতে পারবে সেই কামিয়াব । এটা একটা পরীক্ষার ময়দান । হাদিছে কুদসিতে আল্লাহ্ তাআলা বলেন : ئا ابن ادم انئ لك محب فحق علئك كل محب অর্থ ঃ ' হে বনী আদম , আমি তোকে ভালবাসি , তোর ওপর আমার সেই ভালবাসার দাবী তুই - ও আমাকে ভালবাস ! হে আমার বান্দা , আমি তোকে ভালবাসি , তোর ওপর আমার ভালবাসার কসম , তুই ও আমাকে একটু ভালবাসা দে ! ' অন্য এক আয়াতে বলেন ঃ ئا ابن ادم لئ علئك فرئضت ؤ لك علئ رزقك অর্থ ঃ ' হে আদমের সন্তান , ( হে আমার বান্দা ) এক কাজ আমার আর এক কাজ তোমার । তোমাকে রুজি পাঠানো আমার কাজ আর আমার হয়ে থাকা তোমার কাজ । আমি তোমাকে রুজি দেব এটা আমার কাজ আর তুই আমাকে মানবি এটা তোর কাজ । ' অন্য আর এক আয়াতে বলেছেন ঃ فان خا لقتنئ فئ فرئضتئ لم اخلف فئ رزقك অর্থ ঃ ' বান্দা তুই যদি আমার হুকুম নাও মানিস তবুও আমি তোকে রুজি পৌঁছে দেব । যদি তুই আমার ইবাদাত ছেড়ে দিস , আমার আনুগত্য যদি তোর ভাল নাও লাগে তবু আমি তোর রুজি দিতে থাকব , রুটি আমি তোকে খাওয়াতেই থাকবো । ' কিতাবে এসেছে ঃ যদি মায়ের পেটের শিশুকে বলা হয় - তোমাকে এমন এক দুনিয়াতে পাঠানো হবে যেখানে স্বর্ণ , হীরা , বড় বড় বাড়ি ঘড় , আর সুন্দরী মেয়ে মানুষও থাকবে । তখন ওই শিশু কখনই বিশ্বাস করতে চাইবে না । সে তার মায়ের পেটের নাপাক খাবার খেয়েই খুশি । ঠিক তেমন আজ মানুষকে যদি বলা হয় - এই জীবনের পরের জীবনে তোমার হিসাব নেয়া হবে তাহলে সে ওই শিশুর মতই অবিশ্বাস করবে । কিন্তু যখন শিশুকে মায়ের পেটের থেকে বাহির করা হয় এক চিৎকার । ঠিক তেমন যখন ইনসানের জান কবজ করা হবে আর তার লাশ কবরে রাখা হবে এক চিৎকার অনন্ত কাল থাকবে এই কবরে । কোন রেহাই নেই । যে ফল নিয়ে এসেছে দুনিয়া থেকে এখানে সব ভোগ করবে … … … ডান দিক দিয়ে কবর চাপ দিবে , বামদিক দিয়ে চাপ দিবে , উপরের ও নিচের দিক দিয়ে কবর চাপ দিবে । চিৎকার আর চিৎকার করবে … … … কেউ সুনবেনা । শুধুই অন্দকার … … … শুধুই অন্দকার … … … … … … সবই দুনিয়াতে রয়ে গেছে । কেউ নেই , কেউ নেই পাশে । শুধুই একা … … … … আর অন্দকার … … … … … … … চিরকাল থাকবে এখানে … … চিরকাল ! ! ! ! ! ! ! ! Click this link
ঢাকা , ১১ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : ৩০ ঘণ্টার হরতাল পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ১৫ জুলাই শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করবে সম্মিলিত ইসলামী ও সমমনা ১২ দল । ঐদিন রাজধানীর বায়তুল মোকাররমে জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ থেকে বিস্তারিত কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন ১২ দলের নেতারা । আজ সোমবার দুপুরে পল্টনের বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি দেন ১২ দলের নেতা মাওলানা আব্দুর রব ইউসূফী । এ সময় আরো উপস্থিত ছিলেন , খেলাফত আন্দোলনের আমির শাহ আহমদ উল্লাহ আশরাফ , মহাসচিব জাফরুল্লাহ খান , নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা আব্দুল লতিফ নেজামী , সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের নেতা খলিলুর রহমান মাদানিসহ ১২ দলের কেন্দ্রীয় নেতারা । ( ( শীর্ষ নিউজ ডটকম / এসটি / এএইচ / ১৪ . ১৩ঘ . )
লেখক বলেছেন : এখন অনেক সংযমী . . মাঝে মাঝে শুধু একটু ক্যারা উঠে . . সাম্লাইতে না পারলে . . এই সব বাইর হয় . . অবশ্য বমি করেই ঠান্ডা মাইরা যাই . . ধন্যবাদ তনুজা . . আমার ক্যারামী সহ্য করার জন্য ।
( গ ) রজব আল্লাহর মাস , ও শাবান আমার মাস এবং রমজান আমার উম্মতের মাস ।
By মোঃ হাফিজুর রহমান Rajshahi দেখা হয়েছে : ০ বার পরিবেশ
রমযানে আমার বাসায় ধুন্দুমার কান্ড ঘটে । ছোট ছোট চারটা ভাই বোন নামায ও কুরআন পড়ার প্রতিযোগিতায় লেগে যায় ।
শুনানিতে বাদী পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন এডভোকেট সানাউল্লা মিয়া , ঢাকা বারের সেক্রেটারি ইকবাল হোসেন প্রমুখ ।
ইমামগণ রজব মাস ব্যাপী রোজা পালন করতে নিষেধ করেছেন । উমার রা . থেকে বর্ণিত আছে যে , রজব মাসে কাউকে রোজা রাখতে দেখলে তিনি তকে প্রহার করে খাবার গ্রহণ করতে বাধ্য করতেন । এবং বলতেন , রজব আবার কি ? জাহেলি যুগে রজব মাসকে সম্মান করা হত ; ইসলাম তা প্রত্যাখ্যান করেছে । ' তিনি এ মাসে রোজা রাখাকে মাকরূহ মনে করতেন ।
১৫ . মেজর ( অবঃ ) আফসারউদ্দিন : আহবায়ক , বাংলাদেশ গণতন্ত্র বাস্তবায়ন পরিষদ , সভাপতি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি , প্রাক্তন রাষ্ট্রপতি পদপ্রার্থী
ডেস্ক রিপোর্টবিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১১ জন আহত হয়েছে । চট্টগ্রামে কভার্ড ভ্যানের ধাক্কায় ছাত্র আহত হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী তিন ঘণ্টা ঢাকা - চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে । যশোরে ট্রাক - নসিমন সংঘর্ষে এবং মাগুরায় বাসের ধাক্কায় চারজনসহ মধুখালী ও নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশু ও গৃহবধূ নিহত হয় । এসব নিয়ে প্রতিনিধিদের আরও খবর । সীতাকুণ্ড ( চট্টগ্রাম ) : চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে গতকাল সড়ক দুর্ঘটনায় ছাত্র আহত হওয়াকে কেন্দ্র করে স্কুলছাত্র ও স্থানীয় জনতা ঢাকা - চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে । দুর্ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ৪ / ৫টি যানবাহন ভাংচুর করেছে । বার আউলিয়া হাইওয়ে থানার এস আই গোলাম ফারুক জানান , বেলা ১১টার দিকে রাস্তা পার হতে গিয়ে ফৌজদারহাট কেএম হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র প্রান্ত দাশ দ্রুতগামী একটি কভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় । এতে ক্ষুব্ধ স্কুল শিক্ষার্থী ও এলাকাবাসী টি কে গ্রুপের ওই কভার্ডভ্যানসহ আরও ৩ / ৪টি গাড়ি ভাংচুর করে । কভার্ডভ্যান চালককে গণপিটুনি দেয়া হয় । এ সময় তারা ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের ব্যারিকেড দিলে বেলা ২টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে । স্থানীয় প্রশাসন ওই এলাকায় একটি স্পিডব্রেকার দেয়ার আশ্বাস দিলে ব্যারিকেড তুলে নেয়া হয় । মহম্মদপুর ( মাগুরা ) : ঢাকা - খুলনা মহাসড়কের কামারখালী বাজারের অদূরে মাঝিবাড়ি এলাকায় গত বুধবার রাতে খুলনাগামী একটি বাসের ধাক্কায় মিঠু সরকার ( ৩২ ) ও চিনা শেখ ( ৩০ ) নিহত হয়েছেন । ঘটনার রাতে মাগুরার মহম্মদপুরের চালিমিয়া গ্রামের বাগান সরকারের ছেলে মিঠু সরকার ও হরিণাডাঙ্গা গ্রামের আবুল শেখের ছেলে চিনা শেখ মোটরসাইকেলযোগে কামারখালী যাচ্ছিলেন । স্থানীয় মাঝিবাড়ি এলাকায় খুলনাগামী একটি পরিবহন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন । যশোর অফিস : গতকাল সকালে যশোরে ট্রাক , যাত্রীবাহী বাস ও নসিমনের সংঘর্ষে মারা গেছে দু ' জন । আহত হয়েছে অন্তত ১০ জন । আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এক ঘণ্টা যশোর - খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় , সকাল সাড়ে ৯টার দিকে যশোর - খুলনা মহাসড়কের রাজারহাটে যশোরমুখী একটি ট্রাক প্রথমে একটি নসিমনকে ধাক্কা দেয় । এর পরপরই ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয় । এতে নসিমনযাত্রী ১৫ বছরের কিশোর নুরু ঘটনাস্থলেই মারা যায় । আহত হয় অন্তত ১০ জন । আহতদের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতালে মারা যায় আরও এক যুবক । তার পরিচয় জানা যায়নি । দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঢাকা - খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে । এ সময় রাস্তায় শত শত যানবাহন আটকা পড়ে । এক ঘণ্টা অবরোধ চলার পর পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে । মধুখালী ( ফরিদপুর ) : ২৯ ডিসেম্বর সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় মধুখালীতে এক শিশু নিহত হওয়াকে কেন্দ্র করে গতকাল সকালে মধুখালী উপজেলার ঢাকা - খুলনা মহাসড়কের মেছড়দিয়ার মোড়ে স্পিডব্রেকারের দাবিতে শত শত এলাকাবাসী আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখে । এতে মহাসড়কে যানবাহন আটকা পড়ে । পুলিশ জানায় , বুধবার দুপুর ১টার দিকে উপজেলার বনমালিদিয়া গ্রামের মামুন শেখের পুত্র কনক শেখ ( ৭ ) উপজেলার ঢাকা - খুলনা মহাসড়কের মেছরদীয়া মোড়ে রাস্তা পার হওয়ার সময় জে আর পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয় । গুরুতর অবস্থায় কনককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বুধবার সন্ধ্যায় সে মারা যায় । এ ঘটনার সূত্র ধরে গতকাল দুর্ঘটনাস্থলে স্পিডব্রেকারের দাবিতে শত শত এলাকাবাসী সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পযর্ন্ত ঢাকা - খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে । পরে স্থানীয় প্রশাসন স্পিডব্রেকারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয় । নবাবগঞ্জ ( দিনাজপুর ) : গত বুধবার বিকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সদরে ট্রাক্টরের চাপায় শারমিন নাহার ( ২৫ ) নামে এক গৃহবধূ নিহত হয়েছে । পুলিশ জানায় , উপজেলার দাউদপুর ( পদ্মাপাড়া ) গ্রামের মনজুরুল আলমের স্ত্রী শারমিন নাহার বাবার বাড়ি নবাবগঞ্জ থেকে স্বামীর বাড়ি যাওয়ার সময় করতোয়া ব্রিজের ওপর একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায় । এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে । http : / / www . amardeshonline . com / pages / details / 2010 / 12 / 31 / 60754
দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ওই অজ্ঞাতনামা অটো রি ´ া চালককে গ্রেফতার ও প্রধান সড়কে অটো রিক্সা চলাচল বন্ধের প্রতিশ্রতি দেয়ার পর তারা অবরোধ তুলে নেয় ।
মানেঃ যতটুকু হজম করতে পারবে অতটুকুই কাজ করো । নিজের আয়ত্তের বাইরে ক্ষমতা দেখায়ো না ।
সাভার , ১২ জুলাই : সাভারের হেমায়েতপুর এলাকা থেকে মঙ্গলবার অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নের ( র্যাব - ৪ ) সাভার নবীনগর ক্যাম্পের সদস্যরা । র্যাব - ৪ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে দুপুর তিনটার দিকে উপজেলার তেতুঁলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে স্বপন ( ২৫ ) ও . . . বিস্তারিত »
লেখক বলেছেন : ফিফার পোষ্টে আমি অনেক গুলো কমেন্ট করছি . . . . আশা করি নিশ্চিত মৃত্যু . . . কেমনে করে কোন ছুরি দিয়া করে সেইটাই দেখার অপেক্ষায় . . . জেনারেল করছে না হিডেন ক্যাম লাগায় ওয়াচ কর্তাছে ?
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী , ওলামা মাশায়েখ পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মহিউদ্দিন রববানী , যুগ্ম - মহাসচিব ড . খলিলুর রহমান মাদানী , এনডিপি ' র মহাসচিব আলমগীর মজুমদার , বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা নেজাম উদ্দিন , খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফররুল্লাহ খান , জাতীয় ওলামা পরিষদের সভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদ কাশেমী , মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের প্রমুখ ।
নূরে মুজাসসাম , হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন , হযরত আবু বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মুহব্বতই হচ্ছে ঈমান । আজ সুমহান ঐতিহাসিক ২২ জুমাদাল উখরা । আফযালুন নাস বা ' দাল আম্বিয়া , খলীফাতু রসূলিল্লাহ , ছিদ্দীক্বে আকবর হযরত আবূ বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সুমহান ও পবিত্র বিছাল শরীফ - এর দিন এ উপলক্ষে সারাবিশ্বের মুসলিম উম্মতের পক্ষ থেকে পবিত্র মীলাদ শরীফ , ক্বিয়াম শরীফ ও ওয়াজ শরীফ - এর মাহফিল করা সকলের জন্য ফরয - ওয়াজিব । আর সরকারের জন্য দায়িত্ব - কর্তব্য হচ্ছে - উনার জীবনী মুবারক সকল শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসের অন্তর্ভুক্ত করা এবং সাথে সাথে উনার বিছাল শরীফ উপলক্ষে সরকারি ছুটিও ঘোষণা করা । হযরত নবী ও রসূল আলাইহিমুস সালাম উনাদের পরে যিনি সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী তিনিই ' ছিদ্দীক্বে আকবর ' রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং এই ছিদ্দীক্বে আকবর লক্বব উনার একক বৈশিষ্ট্য । উনার মর্যাদা সল্প পরিসরে উল্লেখ করা সম্ভব নয় । এমন কোন ভাষা নেই , যে ভাষায় উনার জীবনীগ্রন্থ রচিত হয়নি । তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি প্রথম ইসলাম গ্রহণ করেন । হযরত আবু বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ইসলামী জগতে এক নজিরবিহীন বিরল ব্যক্তিত্ব । নুবুওওয়াতের পর উনার ইমামত ও খিলাফত সকলেই বিনা দ্বিধায় মেনে নেন ।
প্যাশন ফ্রুট - ও তো হয় , না ? ওটার ছবি দিয়েন সম্ভব হলে ।
ডাঃ এম এ হাশেম এমবিবিএস , এফসিপিএস সহযোগী অধ্যাপক ক্যান্সার বিশেষজ্ঞ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল , ঢাকা । চেম্বার : গ্রীণ ভিউ ক্লিনিক ২৫ / ৩ , গ্রীণ রেড , ঢাকা । ফোন : ৯৮৬২৫৭১ ( বাসা ) , ৮৬১০৩১৩ , ৯৬৬১৪১০ ( চেম্বার ) মোবাইল : ০১৭১১ - ১০৬১৩৬ রোগী দেখার সময় : সন্ধ্যা ৭টা থেকে ৯টা । শুক্রবার বন্ধ ।
" তোমাদের দিনগুলোর মধ্যে শুক্রবার শ্রেষ্ঠ দিন । এই দিন আল্লাহ তায়ালা হযরত আদমকে সৃষ্টি করেন , তাকে মৃত্যু দেন , ইসরাফীল আলাইহিস সালাম এই দিন শিংগায় ফুঁ দেবেন এবং এই দিন ( শিংগার ধ্বনিতে ) সকল প্রাণী অচেতন হয়ে যাবে । অতএব , এই দিন তোমরা আমার ওপর বেশি করে দরূদ পড় , কেননা জুমুয়ার দিন আমার ওপর তোমাদের দরূদ আমার কাছে পৌঁছানো হয় । উপস্থিত লোকেরা বললোঃ মাটিতে আপনার হাড়গোড় মিশে যাওয়ার পর কীভাবে আপনার কাছে আমাদের দরূদ পাঠানো হবে । রাসূল ( সা : ) বললেনঃ আল্লাহ তায়ালা আমাদের দেহ খাওয়াকে মাটির ওপর হারাম করে দিয়েছেন । " [ আবু দাউদ , নাসায়ী , ইবনে মাজাহ , ইবনে হাব্বান ]
ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও - পঞ্চগড় মহাসড়কের সালন্দর নামক স্থানে পিকআপ ও মাহিন্দ্র ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার সুবল চন্দ্র বর্মন ( ২৯ ) নিহত , আহত হয় প্রায় ১৫ জন । প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায় , গতকাল শুক্রবার সকাল ৯টার সময় ঠাকুরগাঁও - পঞ্চগড় মহাসড়কের সালন্দর নামক স্থানে কাজী ফার্মের মুরগীবাহী পিকআপ ও মাহিন্দ্র ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষে ঘটনাস্থলে মাহিন্দ্র ট্রাক্টরের ড্রাইভার সুবল চন্দ্র বর্মন নিহত হয় । আহত হয় আব্দুল মান্না ( ৩৫ ) , রহিম ( ৩০ ) , আলিউল্লাহ ( ৩২ ) , মোবারক হোসেন ( ২৬ ) , সিরাজুল ইসলাম ( ১৮ ) , রেজেকুল ( ২২ ) , আশরাফুল ( ৩৫ ) , সিরাজুল হক ( ১৮ ) , সফিকুল ইসলাম ( ২১ ) আমজাদ হোসেন ( ৩০ ) , খোকন ( ২৫ ) সহ প্রায় ১৫ জন । তাৎক্ষনিকভাবে তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় । এদের মধ্যে ৪ জনের অবনতি হলে তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় । মহিন্দ্র ট্রাক্টরটি দুমরে মুচরে যায় । এলাকার লোকজন একঘন্টা ধরে রাস্তা অবরোধ করে রাখে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
আহতরা হলেন , ইউনুস মালিথার ছেলে আবু বক্কার ( ৪৫ ) , ওবায়দুল্লাহ ( ৪০ ) , আব্দুল ওহাব এবং তার চাচাতো ভাই । এই হামলায় আবদুল্লাহ ( ৪২ ) গুরুতরভাবে আহত হয় । তাকে আশংকাজনক অবস্থায় রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে । এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি ।
মেহেদী ভাই এতো সস্তায় সবকিছু দিয়ে দিলেন , কোডার আর আরাফাত ভায়ের খাওয়া দাওয়ার কি হবে [ - X [ - X
মাজহারুল ইসলাম লিটন , ডিমলা ( নীলফামারী ) : অবাধ সুষ্ঠু শান্তিপুর্ন নির্বাচন ও কালো টাকা মুক্ত নির্বাচন অনুষ্ঠানে আমরা ঐক্য বদ্ধ এক সাথে করবো ভোট , এলাকার উন্নয়নে আমরা এক সাথে হয়েছি জোট । এমন বিভিন্ন শ্লোগানে প্রতিদ্বন্দি সাধারন সদস্য প্রার্থীরা পৃথক কোন পোষ্টার নয় একই পোষ্টারে তারা তাদের প্রতীক ও ছবি ছাপিয়ে প্রচারের মাধমে ভোটারদের কাছে ভোট চাইছেন ।
চাঁদপুর , ৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : চাঁদপুরে হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত । আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহির আলী এ রায় প্রদান করেন ।
দেবী তখন মহা বিরক্ত হইয়া পুনরায় পানিতে ডুব দিলেন ও একটি লোহার কুড়াল তুলিয়া আনিয়া কাঠুরিয়াকে একই প্রশ্ন জিজ্ঞাসা করিলেন । কাঠুরিয়া তাহার কুড়াল দেখিয়া আহলাদে গদগদ হইয়া বলিলেন , " আহা । এইতো আমার আমার আসল কুড়াল । এই কুড়ালটিই তো আমি বনে গাছ কাটার কাজে ব্যবহার করি । আহা ! আমার কী সৌভাগ্য যে , আমি আমার কুড়ালটি ফিরিয়া পাইলাম । "
বেনাপোল , ১১ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : সীমান্তবর্তী উপজেলা শার্শার দূর্গাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লালমতি বেগম ( ৩০ ) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে । আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে । শার্শা থানার এএসআই মতিয়ার রহমান জানান , লালমতি বেগম কয়েকদিন আগে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে । সকালে বাবাকে মাঠ থেকে বাড়িতে আনার পথে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । এ ব্যাপারে থানায় মামলা হয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / ডিএইচ / এএইচ / ১৫ . ০৪ঘ . )
সানন্দা বিউটি পার্লার ২১৬ কে ডি এ নিউ মার্কেট , খুলনা ফোন : ৭২২২২৩ , ৭২১৮২৪
বরগুনা , ১২ জুলাই : আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো . শাহজাহান খানকে ( ৫৫ ) গ্রেফতার করেছে বরগুনা ডিবি পুলিশ । ডিবি পুলিশের উপ - পরিদর্শক ( এসআই ) মাহফুজুর রহমান সোমবার রাতে পিরোজপুর জেলার মঠবাড়িয়ার চরকখালীর ভোলমারা এলাকা থেকে . . . বিস্তারিত »
তুমি নেমে গেলে এই বক্ষতলে সমস্ত কি সত্যিই ফুরোবে ? মুখের ভিতরে এই মলিন দাঁতের পংক্তি - তা হলে এ চোখ মাথার খুলির নীচে নরোম নির্জন এক অবিনাশী ফুল : আমার আঙ্গুলগুলি , আমার আকাঙ্ক্ষাগুলি , অভিলাষগুলি ?
শুভ্র ভাই আন্ধা ছিলো হিমু কাকুর হাতে রাগ হইয়া তাই কামান দাগায় খিল দিয়া সে দাঁতে ( দাঁতে কামান )
জেরুজালেম , ২৭ জুন : ইসরাইল সরকার সেদেশের প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছে যে , ইউরোপীয় বন্দর থেকে যে ত্রাণবহর গাজা অভিমুখে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে তা যেন অবরোধসীমা অতিক্রম করতে না পারে । রোববার সরকারের পক্ষ থেকে এ নির্দেশ জারি করা হয় ।
রাজশাহী , ১০ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : রাজশাহীর বাঘায় প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় এক কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়েছে । এ ঘটনায় মেয়ের বাবা রোববার সকালে বাঘা থানায় একটি মামলা করেছেন । রোববার কলেজ থেকে ফেরার পথে তাকে অপহরণ করা হয় । থানা সূত্রে জানা যায় , উপজেলা সদরে অবস্থিত মোজাহার হোসেন ডিগ্রি কলেজে পড়ুয়া ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেম প্রস্তাব ও রাস্তায় উত্ত্যক্ত করে আসছিল মিলিক বাঘা গ্রামের তারা খলিফার ছেলে হিরন ( ২২ ) । এ বিষয়ে ওই কলেজ ছাত্রীর পিতা ছমির উদ্দিন হিরনের পরিবারকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি । আজ রোববার কলেজ থেকে ফেরার পথে চণ্ডিপুর নামক স্থানে হিরনের সঙ্গে থাকা অজ্ঞাত কয়েকজন মাইক্রোবাসে তুলে নিয়ে যায় ওই কলেজ ছাত্রীকে । এ ঘটনায় কলেজ ছাত্রীর পিতা বাদী হয়ে হিরন ও তার পিতাসহ ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন । বাঘা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আমিনুর রহমান বলেন , অভিযোগ পাওয়ার পর পুলিশ অপহরণকারীদের গ্রেফতার ও অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধারের চেষ্টা করছে । ( শীর্ষ নিউজ ডটকম / এমআর / সস / ১৫ . ২৮ঘ . )
ঢাকা , ১১ জুলাই : নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসেইন বলেছেন , " ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে গৃহীত পাইলট প্রকল্পের কাজ আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে । পরবর্তী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ হালনাগাদের কাজ শুরু হচ্ছে । "
ঢাকা , ১১ জুলাই : কোটি টাকার সুপার কাপ ফুটবল নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যে তৈরি হয়েছে আলোড়ন । গ্রামীণফোন সুপার কাপ ফুটবল নিয়ে প্রতিদিন রাত ১১ টা ১৫ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হচ্ছে ' গ্রামীণফোন সুপার কাপ হাইলাইটস ' ।
সেনাকুঞ্জ এখানে রয়েছে দুটি কমিউনিটি সেন্টার । ট্রাস্ট মিলনায়তন ও সেনাকুঞ্জ - ১ । মূলত সামরিক বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের জন্য তৈরি হলেও বেসামরিক লোকজনও এখানে বিয়ের অনুষ্ঠান করতে পারে । এখানে ৬৫০ জনের আয়োজন সম্ভব । তবে ভাড়া সামরিক ও বেসামরিক লোকের জন্য ভিন্ন । ঢাকা সেনানিবাসের ভেতরে অবস্থিত এ সেন্টারের ফোন নম্বর ৮৭৫০০১১ এক্স : ৮৯৩৭ সেনাকুঞ্জ - ১১ , ৮২৩৮ ( ট্রাস্ট মিলনায়তন ) ।
অনেকে হয়তো বলবেন এটা নিয়ে ব্লগ লেখার কি আছে ? আমি মনে করি হ্যাঁ দরকার আছে । ইতালিতে বাংলাদেশীদের সংখ্যা দিন বাড়ছে । এখানে বাংলাদেশী নতুন প্রজন্মের ছেলে মেয়েরা পড়াশুনা করছে , । মিলান , তরিন ও পাদভা ইউনির্ভাসিটিতে অনেক বাংলাদেশি ভাই বোনেরা পড়াশুনা করতে এসেছে তাদের জন্য এ অভিধান খুবই সহায়ক হবে বলে আশা করি ।
তখন রুক্মিণী তাহার ব্রহ্মাস্ত্র বাহির করিল । কাঁদিয়া কহিল , " আমি তোমার কী দোষ করিয়াছি , যাহাতে তোমার চক্ষুশূল হইলাম । তুমিই তো আমার সর্বনাশ করিয়াছ । যে রমণী যুবরাজকে একদিন দেহপ্রাণ বিকাইয়াছে সে আজ ভিখারিনীর মতো পথে পথে বেড়াইতেছে । এ পোড়া কপালে বিধাতা কি এই লিখিয়াছিল ? "
সুত্র জানায় , সালাউদ্দিন কাদের চৌধুরী বর্তমানে কারাগারে অসুস্থতার বিষয়টি খালেদা জিয়াকে অবহিত করা ও তাকে কিভাবে বেসরকারি হাসপাতালে এনে চিকিৎসা করানো যায় এসব বিষয়ে পরামর্শ করতেই তারা সেখানে যান ।
কোটচাঁদপুর ( ঝিনাইদহ ) সংবাদদাতা : জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় মডেল সরকারি স্কুল মাঠে থানা আমীর মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য মতিয়ার রহমান । বক্তব্য রাখেন থানা সেক্রেটারি মাস্টার আজিজুর রহমান , সাবেক চেয়ারম্যান মোয়াবিয়া হুসাইন , পৌর আমীর মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ ।
বাগেরহাট , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী ( র . ) মাজারে কুমিরের কামড়ে আছিয়া বেগম ( ৪২ ) নামের এক মহিলা মারাত্মক জখম হয়েছেন । আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনার . . . . বিস্তারিত পড়ুন »
1 . আমার মাথা নত করে দাও হে তোমার চরনধুলার তলে । 2 . সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে । 3 . নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলই করি অপমান , আপনারে শুঘূ ঘেরি়য়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে । 4 . সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে । 5 . আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে - তোমারি ইচ্ছা করে হে পূর্ন আমার জীবনমাঝে । 6 . যাচি হে তোমার চরম শান্তি পরানে তোমার পরম কান্তি , আমারে আড়াল করিয়া দাঁড়াও হ্রদয়পদ্মদলে । 7 . শকল অহংকার হে আমার ডূবাও চোখের জলে ।
আমার নাম ৩ বার আইছে ! তাই তিন বার ৫ মশাল কইরা জ্বালাইলাম . . . মাগার ভুট একবার - ই কাউন্ট করলে সেইজন্য দারোয়ার দায়ী থাকিবে . . .
রোবরার ১২টি ইসলামী দলের ডাকা হরতালের প্রথমদিন উপজেলার ভেলুপাড়া নামকস্থানে সড়কে ব্যারিকেড দিয়ে মিছিল করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এবং লাঠির্চাজ করে ।
লেখক বলেছেন : মিয়া আপনারে কইসি পর্দা নিয়া কি কি আয়াত হাদিস আচে সেগুলার আরবী আর বাংলা অনুবাদ দেন , আপনে খালি ত্যানা পেচাইতেছেন শিবিরের লো কোয়ালিটি পোলাপানদের ইস্টাইলে ইসলাম ইসলাম কইরা ফাল পারেন , কোরানের আয়াত আর হাদিস দেখান পর্দা নিয়া
চোখের জল আসতে হয় যে দেরী এ মানুয়া ভেরী
জানা গেছে , শনিবার বেকারিতে কাজ শেষে মিলন আর বাড়িতে ফেরেনি । পরদিন সকালে ওই বেকারির পাশের গলিতে মিলনের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় । পরে রোববার সকাল পৌনে ১০টায় পুলিশ ওই লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।
প্রথম প্রশ্নের উত্তর হলো , অবশ্যই তারা বাংলাদেশী নাগরিক । আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো , " আমার মনে হয় না প্রশাসন এবং সেনাবাহিনী তাদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে দেখে "
সূত্র জানায় - মেমানিয়া ইউনিয়নের গোকুল চন্দ্র দাসের স্ত্রী করুনা রানী দাস স্থানীয় যুবলীগ নেতা সালাউদ্দিন চৌকিদারের বিরুদ্ধে নারী নির্যাতন ও ঘরে অগ্নি সংযোগ মামলা দায়ের করেন । ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মামুন সরদারের নেতৃত্বে একদল ক্যাডার পুলিশের উপর অতর্কিত হামলা করে আসামী ছিনতাইয়ের ঘটনা ঘটায় ।
বাগেরহাট শহরের বিশিষ্ঠ ব্যবসায়ী তাপস সাহা এই ব্যবসার সঙ্গে জড়িত বলে কোষ্টগার্ড জানান । পরে আটককৃত গমগুলো বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে ।
মহিষী কাঁদিয়া কহিলেন , " বাছা , সাবধানে লইয়া যাইয়ো , যদি তাহারা অনাদর করে তবে আর বিভা বাঁচিবে না । "
কারিম ' স লাল রংকে প্রাধান্য দিয়ে ভালোবাসা দিবসের পোশাক তৈরি করেছে কারিম ' স । শিফন , সুতি , মসলিন , তাঁত , খাদি ইত্যাদি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে শাড়ি ও সালোয়ার - কামিজ ।
এ অনুষ্ঠানে নওগাঁর জেলা প্রশাসক ড . মোছাম্মৎ নাজমানারা খানুম সভাপতিত্ব করেন । বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন রাজশাহী বিভাগের উপ - নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ মুসা , প্রকল্পের উপ - পরিচালক আব্দুল বারী , নওগাঁর পুলিশ সুপার আহমার উজ্জামান , পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার , উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার আকতার জামিল ।
By মিলি খাতুন Mili Khatun রাজশাহী ( Rajshahi ) দেখা হয়েছে : ০ বার বর্জ্য ব্যবস্থাপনা
জুমআর খুৎবা ( প্রফেসর ড . মুহাম্মাদ আসাদুল্লাহ আল - গালিব ) ২১ . স্থান : দারুল ইমারত মারকাযী জামে মসজিদ , তাং - ২১ মে ২০১০ ২২ . স্থান : দারুল ইমারত মারকাযী জামে মসজিদ , তাং - ২৮ মে ২০১০ ২৩ . স্থান : দারুল ইমারত মারকাযী জামে মসজিদ , তাং - ০৪ জুন ২০১০ ২৪ . স্থান : দারুল ইমারত মারকাযী জামে মসজিদ , তাং - ১১ জুন ২০১০ ২৫ . স্থান : দারুল ইমারত মারকাযী জামে মসজিদ , তাং - ১৮ জুন ২০১০ ২৬ . স্থান : দারুল ইমারত মারকাযী জামে মসজিদ , তাং - ২৫ জুন ২০১০ ২৭ . স্থান : দারুল ইমারত মারকাযী জামে মসজিদ , তাং - ০২ জুলাই ২০১০ ২৮ . স্থান : দারুল ইমারত মারকাযী জামে মসজিদ , বিষয় : শাবান মাসের গুরুত্ব তাং - ১৬ জুলাই ২০১০ ২৯ . স্থান : দারুল ইমারত মারকাযী জামে মসজিদ , তাং - ২৩ জুলাই ২০১০ ৩০ . স্থান : দারুল ইমারত মারকাযী জামে মসজিদ , তাং - ১৩ আগস্ট ২০১০ ৩১ . স্থান : মেহেরপুর , তাং - ২৩ এপ্রিল ২০১০ ৩২ . স্থান : দারুল ইমারত মারকাযী জামে মসজিদ , তাং - ২৭ আগস্ট ২০১০ ৩৩ . স্থান : দারুল ইমারত মারকাযী জামে মসজিদ , তাং - ০১ অক্টোবর২০১০ অন্যান্য ১ . মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ বিষয় : সৎ কাজের আদেশ ও অন্যায় কর্ম থেকে নিষেধ ২ . মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল বিষয় : ইসলামী শিষ্টাচার ৩ . ড . মুহাম্মাদ কাবীরুল ইসলাম বিষয় : কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণ ৪ . মুযাফফর বিন মুহসিন বিষয় : আহলেহাদীছের পরিচয়
আর ভাবছি যে ইট একদিন নিজে পোড়ে , স্তরে স্তরে সাজিয়েছিল দালান - সেই ইমারতের আলোয় যে মানব - মানবী দাঁড়িয়ে আজ করছে প্রেমালাপ , তাদের পূর্বসূরিরা কী তাকিয়েছিল পশ্চিম আকাশে - ভেসে যাওয়া মেঘ দেখার সবুজ অপেক্ষায় ! অথবা এটাও ভাবছি বলা যায় , যে হেমন্ত মাঠের আঙিনায় একটি দোয়েল ছায়া খুঁজে করছে বিলাপ তার মতোই , আমিও কী এই মাঠালয়ে আরেকজন বন্দী হিসেবে কখনওই গৃহীত হবো না !
' ! ! ভবের ব্রেইন ! ! ' এবং ' মনের শক্তিই আসল শক্তি ' এই দুইডা পোষ্টে মনে হচ্ছে ভব ভাইয়ের কাম হইচে । তবে ভব ভাই গুলাইয়া ফালাইছেন কুনটা রাইতের কাম আর কুনটা দিনের কাম । বলি বড়িতে কি বৌ ভাবিরা কি নাই . . .
ক্যারক্টোর গুলো জানতে পড়ুন আমার এরকম আর একটি পোষ্ট . . Click this link টোঁট . . . টোঁট . . . . রিং বাজছে তো বাজছেই . . . ধরার কোন নামগন্ধ নাই শালা অজিতের ! ! ! ওরে কত বলছি যে এবার শালা একটা নতুন মোবাইল নে । কে শোনে কার কথা ? উনিশ্শ কুয়াত্তর সালে নিজের কেনা নকিয়া এন১১০০ ই চালাইতাছে এখনো । কেমনে কিনব ? ? শালা তো সব টাকা ঢালে বউ এর পিছেই . . . ! ! ! তোরে দুই বার কল দিছি , ধরছ নাই । এইবার ই লাস্ট , এখন না ধরলে আর কখনোই দিমু না শালা . . . মনে মনে গালি মারতে মারতে তির্যক তার ধৈর্যের বাধের শেষ সীমানায় যখন পৌছে তখন ই ওপাশ থেকে ভেসে আসে অজিত এর গলা । অজিত : আরে দুস্ত নাকি ? ? ? কি অবস্থা বল ? ? ? তির্যক : হারামী , রাখ তোর দোস্ত ! ! শালা তোরে আমি যে কবে লাস্ট একবার কল দিয়া পাইছি , আমি নিজেই ভুইলা গেছি । হারামী কই আছস এখন ক ? ? অজিত : আ আ আ . . . সুমনাকে বাসায় পৌছাইয়া দিচ্ছি । কাকলী যাচ্ছি । তুই কই ? ? তির্যক : আমি আর রাজ আছি শংকর । এখন বাজে সন্ধা ৬ . ৩০ টা । তুই যদি ৭ . ১৫ এর মাঝে না আসতে পারিস তাহলে আর আসার দরকার নাই । রাখলাম । এই বলে খটাস করে ফোন কেটে দিল তির্যক । হা হা হা হা . . . . কি মিয়া কেমন করলাম অভিনয় ? ? হাসতে হাসতে রাজকে প্রশ্ন করে তির্যক । শালা এবার বুঝ ঠেলা , কত ধানে কত চাইল ? ? হা হা হ . . আমরা এখনো ডিজিটাল ভাই এর বাসায় ( কলাবাগান ) ওনার আসার অপেক্ষায় আছি , আর অজিত মিয়া কাকলী থেইকা অসার জন্য সময় পাইছে মাত্র ৪৫ মিনিটি ! ! ! হা হা . . আবারো হাসি । ওই আস্তে হাস মিয়া , যার বাসায় আইছি সেই নাই , আর আমরা এমনে হাসতাছি ! ! আন্টি বাসা থেকে বাইর কইরা দিলে বুঝবা নে কত ধানে কত চাইল ? ? ? মান ইজ্জত আছে না আমাগো ! ! ! ! বলতে বলতে রাজের হাসি পুরো মুখ ছড়িয়ে পড়ে । আর তির্যক ততক্ষনে এটা নিয়া একটা গবেষনা মূলক পোষ্ট দিবে বলে ঠিক করেছে আমার বর্ণমালায় . . . পোষ্টের নাম হবে . . " বড় ভাই এর বাসা থেকে অর্ধচন্দ্র তথাপি সসম্মানে বের না হতে পেরে বড়ই দু : খিত আমি . . . ব্রি : দ্র : ইহা একটি গবেষনা মূলক পোষ্ট " ডিজিটাল ভাই আসতে আসতে ৭ টা বেজে গেল । এর মধ্যে মাত্র আন্টি একচাপ চা আর সাথে দুই পিস বিস্কিট পাঠাইছেন আমাদের উদরপুর্তির জন্য কি আর করা । আমরা অতীব ব্যাথিত হৃদয়ে তাহাই ভক্ষন করিতে লাগিলাম । এরই মাঝে ডিজিটাল ভাই আইসা ভাগ বসাইলেন ! ! ! বড় ভাই বলে কিছু বলতে ও পারলাম না । বাসা থেকে আমরা বের হবার আগে রুমান রে কল দিয়ে বললাম শংকর আসার জন্য । প্রজাপতি আপারে ডিজিটাল ভাই ই আসতে বললেন . . . উনি হচ্ছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যাহারা খাতুন ! ! আইসাই শুরু করবেন লম্ফ ঝম্ফ . . . . . কেন যে উনি স্থির থাকতে পারেন না এটা নিয়ে তির্যক একটা গবেষনা করছিল । কিন্তু সে ও ফেল মারছে , কোন উপযোগী ব্যাখ্যা দিতে পারে নাই । কৌশিক ভাই , আপনি কই ? ? ? ? এখন ও রাস্তায় ! ! ! ! মিয়া আমরা তো শংকর আপনার জন্যই অপেক্ষা করতাছি . সবাই চলে আসছি . . . তাড়াতাড়ি আসেন . . । কতক্ষন লাগবে আসতে আপনার ? ? ? ও আচ্ছা ১৫ মিনিট ! ! ! ভাই তাড়াতাড়ি চলে আসেন . . . ! ! ডিজিটাল ভাই : ওই মিয়া রাজ , আড্ডার প্রধান অতিথিরে কল দিছ ? ? না ভাই . . . মোবাইলে ব্যালান্স শেষ । গতকাল বলছিলাম . . . আজকে আর বলা হয় নাই . . . আপনি একটু কল দেন না ভাই ! ! ডিজিটাল ভাই : বুঝছি , এইডাও আমারে করতে হইব ? ? ? মোবাইলে ব্যালান্স থাকব কেমতে ? ? আছে না একজন আপনের ? ? কি জানি নাম গাঙচিল না কি চিল জানি ? ? ? তারে ফোন দিয়াই তো আপনের এ অবস্থা ! ! মোবাইলে নাই ব্যালান্স , পকেটে ও নাই , আর কয়দিন পর মাথার টাও . . . ভাই ভাই ভাই . . মাফ চাই . . আজকের জন্য থামেন . . . . আর একদিন . . . । মনে মনে ডিজিটাল এর চৌদ্দ গুস্টি উদ্ধার করতে করতে বলি , মিয়া দিছেন খালি চা আর দুই পিস বিস্কিট , তাও বিস্কিট এ বসাইছেন ভাগ আবার , অর আমারে এসব কইতাছেন এহন ! ! ! খালি সিনিয়র দেইখা বাইচা গেছেন ! ! অজিত , রুমান এর জায়গায় হইলে আপনের চইদ্দ দুই গুনা আটাইশ গুষ্টি উদ্ধার করতাম আপনার সামনে . . ওই কেমনে যাবি রে তোরা ? ? রিক্সা নাকি হাইটাই ? ? ? ওহ শিট . . . আপনার হাটার কথা বলতেই টয় এর কথা মনে পড়ে গেল . . দাড়ান দেখি ওই মিয়া কই হাটতে আছে । উনি তো আবার আমাদের হাটা বাবা ! ! হ্যালো টয় , রাজ বলতেছি . . কই তুমি ? ? ? টয় : আমি তো রবীন্দ্রসরোবরে . . . তুমি কই ? ? আমরা সবাই , আমি , তির্যক , রুমান , অজিত , ডিজিটাল , প্রজাপতি , কৌশিক ভাই সবাই শংকর যাচ্ছি অড্ডা মারতে । আসবা নাকি চা খাইতে ? ? ফ্রি থাকলে চইলা আস . . . . . হ্যালো রাজ : তোমরা কই ? ? তির্যকরে ফোন দিলে তো ওই শালায় গাইলাইয়া অস্থির বানাইয়া দিবো আমারে , আমি কাছাকছি চইলা আসছি , . . . প্লিজ ওরে একটু সামলাও । আমার আর ১৫ মিনিটের মত লাগবো . . তখন অজিত অলরেডী ৫ মিনিট লেইট ! ! ! ঠিক আছে আমি তির্যকরে সামলামু , তুমি শুধু আইসা আমারে আর তির্যকরে বিড়ি খাওয়াইবা , তইলেই সব ঠিক । . . . দিলাম শালারে বাঁশ . . . পুরাই মুলি বাঁশ । রুমান চলে আসে ৭ . ২৫ এর দিকে । আইসাই স্বভাবসুলভ হাসি , আর চিটাইংগা টান দিয়া কি কি জানি সব বলে ? ? আমরা তো প্রথমে ওর সব কথা খুব মনযোগ দিয়া শুনি . . . তারপর কথা শেষ হইলে লালসালু ভাইরে বলি , ভাই আপনি একটু তরজমা কইরা দেন তো ! ! ! ! আর সবাই হেসে উঠি একসাথে লালসালু ভাই সহ । লালসালু ভাই তথাপি আমাদের প্রধান অতিথি এখনো এসে পৌছাননি । একন ওরে কেমনে পচাই ? ? ? ধ্যেত একটা সুবর্ন সুযোগ মিস হয়ে গেল । আমি আর ডিজিটাল ভাই চোখ টিপে হাসতে লাগলাম । মনে মনে আমরা বলতেছি , না আজকে রুমানরে পচান যাইব না । তয়লে চা এককাপ ও খাওন লাগবো না । আমার আর ডিজিটাল ভাই এর ইচ্ছা হইতাছে , রুমান আর কৌশিক ভাই রে সিল দিমু । খুব বড় না . . মাত্র ১৬ টাকা করে এককাপ চা খাব সবাই . . হানি টি খাব ! ! ! ! তাই আপাতত আমি আর ডিজিটাল ভাই চুপ । সবাই আসে নাই এখনো । সাতটা ৪৫ বাজে । অজিত আর কৌশিক ভাই বলতে গেলে প্রায় একইসময়ে এসে হাজির হন । প্রজাপতিটা নাকি আসতে পারবে না । কি জানি সমস্যা হইছে বাসায় । মেহমান নাকি আসছে বলল । বাকি আছে লালসালু ভাই । উনি যখন আসে তখন বাজে ৮ . ১৫ । আসামাত্রই ডিজিটাল ভাই বলে উঠলেন , কি মিয়া আজকে কি অফিসে সুন্দরী রমনী আসছিল নাকি ? ? এত লেইট কেন ? ? লালসালু বললেন , আরে ভাইরা কইও না , বউরে চেতানোর লাইগা ওগো ইডেন নিয়া একখান কবিতা লেখছিলাম . . " নীলক্ষেত থেকে ইডেন অনেক কিছুই হিডেন . . . " । আমার হবু বউ তো মনে কর যে , পুরাই ফায়ার । এতক্ষন ওরে ঠান্ডা করতে লাগছিল . . তাই একটু লেইট । ভাই , তুমি অর বদলাইলা না ! ! ! । ডিজিটাল ভাই বলে উঠলেন . . . . আড্ডা তখন মাথার উপরে , মানে সেইকেম আড্ডা হচ্ছে . . . . . . . আড্ডা আসলে না , আমাদের রুমান আর কৌশিক ভাই ২৩ তারিখ চট্টগ্রাম শিশু একাডেমীতে উইকিপিডিয়া আয়োজিত আন্তঃ বিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতার ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে তুমুল লড়াই করে রানার্স হবার গৌরব অর্জন করায় আজকের এ আড্ডা । পুরষ্কার নিয়ে দুজনই ঢাকা অসেন লালসালু এবং আমাদের আমন্ত্রনে । থাকেন তারা সবাই ঢাকাতেই । প্রতিযোগীতার জন্য চট্টগ্রাম গিয়েছিলেন তারা । তাদের জন্যই আজকের এ আড্ডা । আমরা সবাই বন্ধু , বান্ধব , বড় ভাই , , একটু মজা আর কি . . । অনেক মজা করলাম , সবাই সবাইরে পচাইয়া অস্থির বানাইয়া ফালাইছিলাম । কবে কেউ ই মাইন্ড খায় নাই । আশা করি এখানে ও কেউ মাইন্ড খাবে না । ব্লগার রুমান এবং কৌশিক ভাইকে অনেক অনেক অভিনন্দন . . . .
কক্সবাজার জেলার রামু উপজেলার ৫ ইউনিয়নে শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত ২ জন , আওয়ামীলীগ সমর্থিত ১ জন এবং ২ জন স্বতন্ত্র প্রার্থী
হযরত আবূ বকর ছিদ্দীক্ব্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ছিলেন একজন ধনী ব্যবসায়ী । যেদিন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন , সেদিন উনার বাড়ীতে চল্লিশ হাজার দিরহাম বা দিনার ছিল , আর হিজরতের সময় যখন তিনি মদীনা শরীফ রওয়ানা হন , তখন উনার নিকট পাঁচ হাজার দিনার বা দিরহামের অধিক ছিল না । এই সব অর্থ তিনি গোলাম আযাদ ও দ্বীন ইসলামের জন্য ব্যয় করেছিলেন । ( তারীখুল খুলাফা )
সাহিত্য - মানস ধারাজলের মতো । পাষাণও রুদ্ধ করতে পারে না তার পথ । মাটির গভীরে গিয়ে ঠিকই উদগম ঘটায় সৃজনশীলতার চারাগাছটি । এ রকম নান্দনিক মন - কুঁড়ি বিকশিত হতে পারে পৃথিবীর যে কোন প্রান্তের জল - হাওয়ায় । আমরা যারা অগণিত নদী আর অনেক সমুদ্র পার হয়ে আমেরিকায় এসেছি , দেশপ্রীতি আর দেশের আলো - বাতাসও এনেছি সঙ্গে করে । যেখানেই আমরা , বাঙালিত্বের ছাপ সেখানেই । কি পোশাকে , কি খাবার - দাবারে আর কি চলায় - বলায় । মনে হয় এ দেশের পথের পাশে বাংলার দূর্বাঘাস , ধুতরা - ফুল , বাবলা আর বকুল গাছের দোলায়িত ব্যাকুলতায় দুলে ওঠে আমাদের হূদয় । পৃথিবীর কত দেশের মানুষই আছেন এই দেশে । তাদের ভাষার সংবাদপত্র বা সাহিত্যচর্চার চাঞ্চল্য তো তেমন চোখে পড়ে না । মনে হয় এই একটি কথাই দিনের আলোর মতো বলে দেয় আমাদের পরিচয় বাঙালির স্বকীয়তা । আমেরিকার সাহিত্যচর্চার সবচেয়ে অবাধ মুখপত্র হচ্ছে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাগুলোর সাহিত্যপাতা । এই পাতা খুললে মনে হয় আমার বাংলার অগণিত প্রাণ তাদের হূদয়ের রক্তে লিখেছেন উজাড় করে । চেনা - জানা পরিচিত সুবাসের ফুলের মাঝখানেও সুগন্ধী রকমারি বনফুলের সুবাস আসে গুচ্ছ গুচ্ছ কবিতা থেকে । আলতো করে পাতা উল্টানোয় ফুলগুলোর সতেজ স্নিগ্ধ ঘ্রাণ অনুভব করি । কত নাম , কত হূদয়মন্থিত সব পঙ্ক্তিমালা । প্রেম , দেশপ্রেম , পাওয়া - না পাওয়ার বেদনাঘন আর্তিতে পুষ্পিত সব পঙ্ক্তি । এসব কবিতা , গল্প বা লেখা মানদণ্ডের মানরেখার কতটুকু কাছে বা দূরে সে বিচারে যাওয়ার পক্ষপাতী আমি নই । আমি উপভোগ করি এসব হূদয় - উৎসারিত কথামালা । তাদের মনোভূমির সবুজ উপত্যকা , ঘাসফুল , মনো - নদীর জলের সঙ্গীত - মুখর কল্লোলই কাবু করে আমাকে । সাপ্তাহিক পত্রিকাগুলোর মধ্যে অন্যতম হল , ' ঠিকানা ' , ' বাংলা পত্রিকা ' , ' বাংলাদেশ ' , ' এখন সময় ' ও ' বাঙালী ' । সুখের কথা , অধিকাংশ সাপ্তাহিক , সাহিত্য - পুষ্পের চারাগুলোয় অকৃপণ জল সিঞ্চন করছে । আগ্রহ , প্রেরণা আর উৎসাহের উৎসমূলে উর্বর মৃত্তিকার যে জোগান দিয়ে চলেছে তা মুগ্ধকর । যেসব সাহিত্য পত্রিকা বা কবিতার কাগজ পরবাসের এই বৈরী হাওয়ায় দেশজ সাহিত্য ও নন্দনতত্ত্বের বাতাবরণ বিলোতে সক্ষম হয়েছে তাদের প্রচেষ্টা প্রশংসারও অধিক । কবি শামস আল মমীনের সম্পাদনায় একসময় ( ১৯৯৭ - ৯৮ ) কবিতাবিষয়ক কাগজ ' আকার ইকার ' প্রকাশিত হতো নিউইয়র্ক থেকে । মৌলিক রচনার পাশাপাশি অনুবাদ - কবিতা সম্ভারে ভরে থাকত এর পাতাগুলো । কবিতা জায়গা পেত শেখ সিরাজুল ইসলাম সম্পাদিত ম্যাগাজিন ' স্বদেশ ' - এ ( আকার ইকারের সমসাময়িক ) । সে সময় মুহিত চৌধুরী সম্পাদনা করতেন সাহিত্য - সংস্কৃতিবিষয়ক ত্রৈমাসিক ম্যাগাজিন ' শিকড় ' । এর সহ - সম্পাদক ছিলেন কবি মালেক ইমতিয়াজ । ২০০০ সালের দিকে আফরোজ পারভীনের সম্পাদনায় প্রকাশিত বিনোদন ম্যাগাজিন ' আনন্দ ' প্রকাশ করত কবিতা , গল্প ও ধারাবাহিক উপন্যাস । নিউ ইয়র্ক থেকে ১৯৯৭ সালে যাত্রা শুরু করে কবি হাসান আল আবদুল্লাহ সম্পাদিত আন্তর্জাতিক দ্বিভাষিক কবিতার কাগজ ' শব্দগুচ্ছ ' । ইংরেজি ও বাংলা উভয় ভাষায় প্রকাশিত কবিতাগুলো বাংলা কবিতার বিশ্বায়নে অনন্য ভূমিকা রাখছে । দীর্ঘ এক যুগ ধরে এই নন্দিত পত্রিকাটি বৈশাখের বাতাসের মতো উদ্দামতা নিয়ে আমেরিকায় শুধু নয় দুই বাংলার কবিতার অঙ্গনে রয়েছে দারুণভাবে । সম্প্রতি কবি নাজনীন সীমন ' এনওয়াইনিউজ৫২ডটকম ' নামে একটি অনলাইন পত্রিকা সম্মাদনা করছেন । এতে সাহিত্য বিভাগে ছাপা হয় কবিতা , গল্প বা সাহিত্য - আলোচনা । ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি থেকে প্রকাশিত হয় মাসিক ' পড়শী ' ( বর্তমানে অনলাইন ) । গল্প , কবিতা , সমসাময়িক বিষয় , রাজনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন নিয়ে সাজানো থাকে এর প্রতিটি সংখ্যা । যাদের সাহিত্যকর্ম ও কবিতাপুঞ্জের আলোয় আমেরিকার দিগন্ত ঝলমলে হয়ে আছে তাদের মধ্যে কবি শহীদ কাদরী অগ্রগণ্য । আছেন ড . জ্যোতিপ্রকাশ দত্ত ও দিলারা হাশেম । আরও যারা শত ব্যস্ততা আর প্রতিকূলতা পেরিয়ে নিরলস কবিতাচর্চায় নিরত তারা হলেন কাজী ফয়সাল আহমেদ , শামস আল মমীন , হাসান আল আবদুল্লাহ , সলিমুল্লাহ খান , ফখরুজ্জামান চৌধুরী , তমিজউদ্দীন লোদী , ফকির ইলিয়াস , খন্দকার জাহাঙ্গীর , আমিনুর রশীদ পিন্টু , বদিউজ্জামান নাসিম , ইকবাল হাসান , আলম খোরশেদ , মঈনউদ্দিন মুনশী , মালেক ইমতিয়াজ , যোহরা হাসীন , ওমর শামস , রুকসানা রূপা , নাজনীন সীমন , ফারহানা ইলিয়াস তুলি , ফারুক আজম , সৈয়দ কামরুল , এহসান ইমদাদ , হোমায়রা আহমেদ , রবিউল হাসান , সালাউদ্দিন আহমেদ , ফরিদা সরকার , সৌম দাশগুপ্ত , সোহেল হামিদ , মুহিত চৌধুরী , সুরাইয়া খানম , ফেরদৌস সাজেদীন , ধনঞ্জয় সাহা , ফরিদা মজিদ , হায়দার খান , মনি মোজাম্মেল , আবু সাঈদ শাহীন , ফখরুল আজীজ , আবদুল্লাহ ফিরোজ , মুনিয়া মাহমুদ , নাজিমউদ্দীন নাজিম , অনন্ত আহমেদ , অসীম কুমার সাহা , হাসান আহমেদ , এম আকাশ প্রমুখ । সাহিত্যের অন্যান্য শাখা যাদের ফল - ভারে আনত তারা হলেন প্রাবন্ধিক হাসান ফেরদৌস , গবেষক ড . মুহাম্মদ আবুল কাশেম ও উপন্যাসিক মোজাম্মেল হোসেন মিন্টু প্রমুখ । মনে করি সাহিত্যের দেশ সীমানা - সিদ্ধ নয় । বাতাস আর মেঘের মতোই অবাধ ও অনাবিল এর চলা । এক্ষেত্রটি অভিবাসে আরও সমৃদ্ধ হতে পারত যদি সম - মানসের মানুষের মধ্যে নদী - সমুদ্রের সম্পর্ক সমাসীন থাকত । এক আকাশের বৃষ্টি বাছ - বিচার করে বর্ষিত হয় না নির্দিষ্ট কোন জমিনে । জলজ ভালোবাসা সমান বিলিয়ে যায় তা । সাহিত্য - আকাশ তাই বাতাসের অদৃশ্য সীমারেখায় কে বাঁধতে পেরেছে ? তবুও কেউ কেউ স্ব স্ব বিশ্বাস আর পছন্দের বলয়ে বন্দি হতে চাচ্ছেন । দেশের বাইরে বৃহত্তর অঙ্গনে দিনে দিনে ভরে উঠছে সাহিত্য - ফসলের গোলাঘর । তাতে সবার রয়েছে তিল তিল অবদান । কারও কারও এসব বিষয়ের লেখাতেও একমুখিনতা দেখতে পাওয়া যায় । এ রকম দীনতা থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে আমাদের । তবেই আমেরিকার বাংলা সাহিত্য অন্যান্য দেশের সাহিত্যসেবীর মতো বাংলা সাহিত্যের সুবৃহৎ ভাণ্ডার সমৃদ্ধতর করে তুলতে আরও অধিক ভূমিকা রাখতে সক্ষম হবে । সাউথ ইসটন , ম্যাসাচুসেটস্ - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - রেজা নুর
রামু চাকমারকুল ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এলাকার পরিবেশ অশান্ত হয়ে উঠছে । গত ১৮ জুন শনিবার রাত ৮টায় নির্বাচন পূর্ব সহিংসতায় এই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলমকে একই ইউনিয়নের অপর চেয়ারম্যান প্রার্থী গরুর
ইংরেজিতে বলি - Red Munia বৈজ্ঞানিক নাম - estrilda amandava দেখতে আমি যেমন - আপদামস্তক প্রায় ১০সে . মি লম্বা । আমার ঠোঁট , বুক , লেজ লাল রংয়ের , ডানা ও পিঠ কালচে বাদামী , লেজের আগা ও পেটের নিচ থেকে লেজের নিচের শেষ প্রান্ত পর্যন্তও তাই । চোখে লাল বৃত্তের মাঝখানে কালো ফোঁটা , পা গোলাপী রংয়ের । আমার শরীরের পালকে ছোট ছোট সাদা ছিট ছিট দাগ আছে । প্রজনন সময়ে পুরুষ পাখি দেখতে খুব সুন্দর হয় । মেয়ে পাখির চাঁদি , পিঠ ও ডানার পালক এবং লেজ গাঢ় বাদামী আর ঘাড় , গলা , বুক হালকা বাদামী , লেজের গোড়ার পালক লাল বর্ণের হয় । যেথায় আমার বাস - নিবাস - তোমাদের ভারতীয় উপমহাদেশের পাখি আমি , খুব সহজে পোষও মানি । জলাপূর্ণ জঙ্গলা ঝোপে বা ঘাসবনে আমার দেখা মেলে , নরম শুকনো ঘাস দিয়ে গোলাকার বাসা বানিয়ে থাকি । আমার খাবার মেন্যু - নানান রকম শস্যদানা । ( প্রজনন সময় - জুন থেকে জুলাই । ডিম সংখ্যা - ৪ / ৭ টি । )
হিজাবের দরখার আছে বটেক । পুরুষদের তো আরো বেশি দরকার । তাইলে রাস্তাঘাটে বেগানা আওরাত দেখে যদি ইমার্জেন্সি ক্রাইসিস মোমেন্ট এসে পড়ে তবে সামনে দাঁড়ানো কেউই টের পাবে না । আরো হেকমত আছে - রাস্তায় হঠাৎ এস্তেন্জার ওয়াক্ত হলে কোনো জনসমুদ্রের মাঝে থাকলেও প্রবলেম নাই । নালার পাশে দাঁড়িয়ে বোরখা জাস্ট একটা আলগা করে ধরে করে দিলেই কাম শ্যাষ . . . . হিজাব জিন্দাবাদ ।
ঢাকা , ৮ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : আরেক দফা বাড়ল ভোজ্যতেল , চিনি ও সবজির দাম । পাশাপাশি বেড়েছে মসলার দামও । গত সপ্তাহের তুলনায় বোতলজাত ভোজ্যতেল প্রতি লিটারে ৩ টাকা এবং প্রতি কেজি চিনিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে । তীর মার্কা এলিটার ১২৫ টাকা , দুই লিটার ২৪৮ - ২৫০ টাকা , পাঁচ লিটার ৬২০ টাকায় বিক্রি করতে দেখা গেছে । এক সপ্তাহ আগে ছিল ১ লিটার ১২২ টাকা , ২ লিটার ২৪৪ টাকা , ৫ লিটার ৬০৫ টাকা । এদিকে ভোজ্যতেল ও চিনির পরিবেশক প্রথা নিয়ে কোম্পানিগুলো গড়িমসি করছে । এবং পরিবেশক নিয়োগে অতিরিক্ত জামানত চাওয়া হচ্ছে বলে কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে । খুচরা বাজারে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে প্রতি লিটার ১১২ থেকে ১১৬ টাকায় । ছোলা এখনই প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে । আজ শুক্রবার ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এক সপ্তাহ ব্যবধানে প্র্রতি কেজি সবজিতে বেড়েছে ১২ - ১৭ টাকা । বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ - ৪৮ টাকা , পেঁপে ২৪ টাকা , ঢেঁড়স ৪৮ - ৫০ টাকা , করলা ৪৮ টাকা , পটল ৪৮ টাকা , কাঁকরোল ৪০ - ৪২ টাকা , বরবটি ৪৮ - ৫০ টাকা , মিষ্টি কুমড়া ২০ - ২৪ টাকা , কাঁচামরিচ ৮০ - ৯০ টাকা বিক্রি করতে দেখা গেছে । তবে পাইকারি বিক্রেতারা জানান , সবজি সরবরাহ কম থাকায় দাম বেড়েছে । এছাড়া হরতালের কারণে পরিবহন খরচ অনেক বেড়ে গেছে । এদিকে চালের দাম পাইকারি বাজারে ৫০ কেজি বস্তা প্রতি ২০ / ৩০ টাকা বেড়েছে । এদিকে চালের দাম কিছুটা বেড়েছে । কারওয়ান বাজারের উজ্জ্বল রাইচ এজেন্সির মালিক সোহেল শীর্ষ নিউজ ডটকমকে জানান , পাইকারি বাজারে ৫০ কেজি বস্তায় ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে । আজ বিভিন্ন বাজারে দেখা গেছে মিনিকেট চাল পাইকারি ৪৩ - ৪৪ , খুচরা ৪৫ - ৪৬ টাকা , পারিজা পাইকারি ৩৬ - ৩৭ , খুচরা ৩৮ - ৩৯ , বিআর - ২৮ পাইকারি ৩৬ - ৩৭ , খুচরা ৩৮ - ৪০ টাকা , নাজির পাইকারি ৫০ , খুচরা ৫১ - ৫২ টাকা , গুটিস্বর্ণা পাইকারি ৩৪ , খুচরা ৩৫ - ৩৬ টাকা , লালস্বর্ণা পাইকারি ৩৪ , খুচরা ৩৫ - ৩৬ টাকা , হাসকি পাইকারি ৩৫ - ৩৬ , খুচরা ৩৭ - ৩৮ টাকা , লতা পাইকারি ৩৬ - ৩৭ , খুচরা ৩৮ - ৩৯ টাকা এবং পোলাও চাল পাইকারি ৫৭ - ৬২ , খুচরা ৬৪ - ৬৫ টাকায় বিক্রি হচ্ছে । মসুর ডাল দেশি ১০৫ টাকা , ক্যাঙ্গারু ১০৫ - ১১০ টাকা , দেশি রসুন ১০০ টাকা , আমদানি রসুন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি , আটা ৩১ থেকে ৩৩ টাকা কেজি , দুই কেজির প্যাকেট ৬৬ টাকা । প্রতি কেজি দেশি আদা বিক্রি হচ্ছে এখন ৯০ থেকে ১০০ টাকা । মোটা দানা ৮০ - ৯০ টাকায় বিক্রি হচ্ছে । মসলার মধ্যে পেয়াজ ৩৫ - ৩৬ টাকা , গত সপ্তাহে ছিল ৩০ - ৩১ টাকা , আমদানি ২৭ - ২৮ টাকা , গত সপ্তাহে ছিল ২৪ - ২৬ , শুকনা মরিচ ১৮০ - ১৯০ টাকা , হলুদ ২৫০ - ২৮০ টাকায় বিক্রি হচ্ছে । রুই মাছ প্রতি কেজি ২০০ - ২২০ টাকা , ইলিশ ৯শ থেকে ১ হাজার টাকা এবং ব্রয়লার মুরগি ১৪৫ - ১৫০ টাকা , দেশি মুরগি ২৯০ - ৩১০ টাকা , গরুর মাংস প্রতি কেজি ২৭০ - ২৮০ টাকা , খাসি ৪০০ - ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে । ( শীর্ষ নিউজ ডটকম / এমআর / এনডিএস / এসসি / ১৯ . ৫০ ঘ . )
শারিখালী গ্রামের কৃষক জাকির হোসেন জানান , " বাধ দেওনের পর এহোন আর এক চিন্তা জমিতে ফসল ফলবো কিনা । "
বগুড়া - ৩ ( আদমদীঘি - দুপচাঁচিয়া ) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা হয়েছে । আদমদীঘি থানার কায়েত পাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মুহাম্মদ সুবেদ আলী মামলাটি করেছেন বলে জানিয়েছেন মামলার শুনানিতে অংশগ্রহণকারী আইনজীবী আব্দুল বারী ।
র্যাব - ৫ রাজশাহীর রেলওয়ে কলোনি ক্যাম্পের সদস্যরা রোববার রাতে অভিযান চালিয়ে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে প্রাইভেটকারসহ হড়গ্রাম এলাকার ফিরোজ খান ওরফে সুমন ( ৩১ ) ও চন্ডিপুর এলাকার রাজকে ( ২৭ ) আটক করে ।
লেখক বলেছেন : ড্রাফটে নেওয়ার পর অনেক পোষ্টের ছবি হাওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি আবার
নিয়ম ভাঙার কারিগর বলেছেন : উপাধি আনন্দের সাথে গ্রহণ করা হইল !
এসিডএজ ভাইয়ের ফটুকটা কেমন জানি গানের এলবামের প্রচ্ছদের মত হইসে ।
অনেক অনেক দিন পর পর গ্রামে যাওয়া হয় । আসলে হয় না বললেও চলে । গ্রামের স্মৃতিগুলোও মধুর নয় । তারপরও অল্প স্বল্প যাওয়া হয় । শিকড়ের টান হয়তো . . . শিকড়ের টানও কিনা কে জানে ! শিকড়ের টান আরো জোরালো হয় , এ হয়তো আগাছার টান । জানি না । খুব জোর করলেও আমি যেতে চাই না , এড়িয়ে চলি আমাদের গ্রামটাকে । কিছুই ভালো লাগে না । সমবয়সী কেউ নেই , বাচ্চা - কাচ্চাগুলো ভয়ে দূরে দূরে থাকতো । বড়রা ঢাকার মেহমান ভেবে অতিরিক্ত খাতির করতো , তাতে আমার অস্বস্তি পৌনপুনিকতায় বাড়তো , বয়সটাই এমন ছিল , মায়া কিংবা ভালোবাসাটা চোখে পড়তো না । নিজেকে নিয়েই মেতে থাকতাম , প্রায় অজানা অথচ একই আত্মার বাঁধনে বন্দীদের ভালোবাসায় অস্বস্তির রেশটাই বেশি থাকতো । অজপাড়াগাঁ বলতে এক ঝলকে যা মনে হয় , আমাদের গ্রামটা ঠিক সেরকম ছিল । কারেন্টের বালাই ছিল না । খাম্বাও মনে হয় অতিরিক্ত পড়ে ছিল , পুরো দেশে পুঁতে শেষ করতে না পেরে শেষ পর্যন্ত এ গাঁয়ে কয়েকটা পুঁতে রেখেছিল । খাম্বা তো না , ইলেকট্রিসিটির মুলা । গাধাদের চোখের সামনে স্বপ্ন হয়ে সে খাম্বা বিদ্যুতহীন হয়েই প্রায় তিন - চার বছর ছিল । শুধু যে এটুকুতেই অজপাড়াগাঁ , তা না । সারা দেশে গ্রামে গ্রামে রাস্তা , আর আমাদের ভরসা তখনো ক্ষেতের আইল । এই ক্ষেতের আইল পানিতে ডুবে গেলে এঁকিয়ে - বেঁকিয়ে ওই ক্ষেতের আইল । এমনি করে চলতো । বর্ষা এলে আমাদের সে গ্রামের বাড়িটা দ্বীপ . . . লঞ্চ থেকে নেমে অপেক্ষা করতে হতো নৌকার জন্য । রাত - বিরেতে পৌছাঁনো ঢাকার মেহমানদের নিতে কাকা - চাচারা ছুটে আসতো । ছয় ঘন্টার রাতের লঞ্চ ভ্রমণে আমার ক্লান্ত ঢুলু ঢুলু চোখ । মায়ের কোলে ঘুমে কাদা । কোন ফাঁকে নৌকায় করে বাড়িতে এলাম জানি না । এসে দেখি আধো আধো অন্ধকার , আমি হেঁটে চলছি । পায়ের নিচে নরম মখমল অনুভূতি । খড় বিছানো পথে হেঁটে যেতে যেতে মাকে জিজ্ঞেস করি , মা , ওরা কি আমাদের জন্য কার্পেট বিছায় রাখছে ? আমার কথা শুনে সবাই হাসে . . . কেন কে জানে !
ভোট দিয়েছেন ১৯ জন | পোস্টটি ১৯ জনের ভাল লেগেছে | ০ জনের ভাল লাগেনি
টিসিবি ' র হিসাবে ২০০৬ সালে চারদলীয় জোট সরকারের আমলে বাজারে এক কেজি সরু চাল বিক্রি হয়েছে ২২ থেকে ২৬ টাকা দরে । সে সময় মোটা চালের দর ছিল ১৭ থেকে ১৯ টাকা কেজি ।
মহেশখালী প্রতিনিধিমহেশখালীর উপজেলার ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান অজিত বাবুর দীঘিতে বাৎসরিক মৎস শিকারীদের . . .
ফড়িং - এ হাওয়া বাজায় নিখুঁত সুরে দেখে হাত বদল করি গাছের ওজন ।
জয়পুরহাট , বাংলাদেশনিউজ২৪x৭ . কম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রাক চাপায় বিডিআর ' র এক সদস্য নিহত হয়েছেন । নিহত আব্দুল মতিন ( ৫০ ) পাঁচবিবি বিডিআর ' র বিশেষ ক্যাম্পে হালিদার পদে কর্মরত ছিলেন । তিনি সিরাজগঞ্জের চৌহালি উপজেলার চর পাচুরিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে । সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে বিশেষ ক্যাম্পের কাছে জয়পুরহাট - হিলি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে বিডিআর জানিয়েছে । জয়পুরহাট ৩ রাইফেল ব্যাটালিয়নের মেজর জাকির হোসেন বলেন , পাঁচবিবি সীমান্তে দায়িত্ব পালন শেষে সাইকেলে করে ক্যাম্পে ফেরার পথে মতিনকে চাপা দেয় জয়পুরহাটগামী একটি ট্রাক । তিনি জানান , আহত অবস্থায় জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় । ময়না তদন্তের জন্য লাশ হাসাপাতালের মর্গে রাখা হয়েছে । তিনি জানান , ট্রাকটি আটক করা হয়েছে । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / প্রতিনিধি / এসএ .
কথা গুলা " মাটি ও মানুষ " - এ শুনতাম , অনুষ্ঠান কি এখনো হয় ?
সারা বিশ্বের কুটি কুটি মানুষের অনেক জল্পনা কল্পনার শেষে আজ বুধবার ১৭ ই মার্চ ২০১০ ইং , ৩ রা চৈত্র ১৪১৬ বাং , ৩০ রবিউল আউয়াল ১৪৩১ বাংলাদেশ ঢাকার মিরপুর ১২ নাম্বরস্থ জনাব - এ - আলা রায়হান সাঈদ দস্তিগর - এ - রউশন বাবা এবিপুরী ছাহেবের চাইরতলা দরগাহ শরীফে মাতমে ইস্তেহাব সওয়ালে জীগিরে আহসান শুরু হইয়াছে ।
কুষ্টিয়া , চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সাংগঠনিক টিমের দলনেতা ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন । তার সঙ্গে আছেন শামসুজ্জামান দুদু , শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি , সৈয়দ মেহেদী আহমেদ রুমি , অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও মো . আমজাদ হোসেন এমপি ।
৭জুলাই ॥ কক্সবাজারের উখিয়ায় মাটির দেয়াল চাপা পড়ে স্কুল পড় - য়া ১ শিশুর মৃত্যু ঘটেছে । এ ঘটনায় একই পরিবারের ২ সদস্যও আহত হয় । আজ বৃহস্পতিবার ভোর ৬টায় উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে পাগলিরবিল গ্রামে দিন মজুর শামশুল হকের মাটির ঘরের দেয়াল ধসে পড়লে ঘুমন্ত শিশু আরমান ( ৮ ) ঘটনাস্থলে নিহত এবং রহিমা বেগম ( ২৫ ) ও রুবেল ( ১২ ) আহত হয় । আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে সৃষ্ট এ অগ্নিকাণ্ডে কারখানার ভেতরে থাকা কেমিক্যাল ও বিভিন্ন মালামাল পুড়ে যায় ।
বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত । সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক , বৃত্তের লাল রং উদিয়মান সূর্য , স্বাধীনতা যুদ্ধে আত্মোৱসর্গকারীদের রক্তের প্রতীক । বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারীভাবে গৃহীত হয় । মুক্তিযুদ্ধে ব্যবহৃত পতাকার উপর ভিত্তি করে এই পতাকা নির্ধারণ করা হয় , তখন মধ্যের লাল বৃত্তে বাংলাদেশের মানচিত্র ছিল , পরবর্তীতে পতাকাকে সহজ করতেই , মানচিত্রটি বাদ দেয়া হয় । বাংলাদেশের জাতীয় পতাকা , জাপানের জাতীয় পতাকার সাথে মিল রয়েছে , কিন্তু পার্থক্য হচ্ছে বাংলাদেশের সবুজের স্থলে , জাপানীরা সাদা ব্যবহার করে । লাল বৃত্তটি একপাশে একটু চাপানো হয়েছে , পতাকা যখন উড়বে তখন যেন এটি পতাকার মাঝখানে দেখা যায় । আদি পতাকাটি এঁকেছিলেন স্বভাব আঁকিয়ে ছাত্রনেতা শিবনারায়ন দাশ । আ . স . ম . আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ইতিহাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ১৯৭১ সালের মার্চ ১৩ তে । শেখ মুজিবর রহমান মার্চ ২৩ তারিখে তাঁর বাসভবনে , স্বাধীনতা ঘোষনার প্রাক্কালে পতাকা উত্তোলন করেছিলেন । ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমানের সরকার শিবনারায়ন দাশের ডিজাইন কৃত পতাকার মাঝে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ , রঙ , ও তার ব্যাখ্যা সম্বলিত একটি প্রতিবেদন দিতে বলে পটূয়া কামরুল হাসানকে । কামরুল হাসান দ্বারা পরিমার্জিত রূপটিই বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা ।
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মেয়র মরহুম হাজী বিল্লাল হোসেন সরকারের কুলখানী গতকাল শনিবার তার নিজ গ্রাম উপজেলার ছেংগারচর পৌরসভার ছোট মরাধোন সরকার বাড়ীতে অনুষ্ঠিত হয় । উক্ত কুলখানী অনুষ্ঠানে চাঁদপুর ২ আসনের সাংসদ এয়ার ভাইস মার্শাল ( অবঃ ) এম রফিকুল ইসলাম , সাবেক প্রতিমন্ত্রী ঢাকা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম , সাবেক প্রতিমন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ নুরুল হুদা , উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান , ঢাকা সিটি কপর্োরেশনের ৪০ নং ওয়ার্ড কমিশনার আনোয়ারুজ্জামান , মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান এমএ শুক্কুর পাটোয়ারী , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী , মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তার , মতলব পৌরসভার মেয়র এনামুল হক বাদল , মহানগর বিএনপি নেতা হাফিজুর রহমান কবির , বাংলাদেশ আওয়ামীলীগের উপ - কমিটির সহ সম্পাদক এ্যাডঃ নুরুল আমিন রুহুল , মতলব উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাডঃ ফজলুল হক সরকার হান্নান , চাঁদপুর প্রেসক্লাবের সহ - সভাপতি একেএম শফিকউল্যাহ সরকার , জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ , কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জেষ্ঠ্য পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দীপু , উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ রুহুল আমিন , উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ , ছেংগারচর পৌর বিএনপির সভাপতি খোরশেদ আলম মোল্লা , ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল , ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি হাজী অলিউল্যাহ সরকার , ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র হাজী রুহুল আমিন মোল্লা , পৌর আওয়ামীলীগের সভাপতি হাছান কাইয়ুম চৌধুরী , জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এহসানুল হক ফটিক , বিশিষ্ট ব্যবসায়ী ছেংগারচর ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল আলম জর্জ , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাম্মেল হক , উপজেলা বিএনপির সহ - সভাপতি সিরাজুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম , উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির , সাধারণ সম্পাদক কাজী শরীফ , ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান , সাবেক ছাত্রনেতা উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জী , উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আল মাহমুদ টিটু মোল্লা , সাবেক ছাত্রনেতা গোলাম রাব্বানী মামুন , মিয়া মঞ্জুর আমিন স্বপন । কামাল হোসেন খান , মতলব ( চাঁদপুর ) সংবাদদাতাঃ
Download XML • Download text