Text view
ben-9
View options
Tags:
Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ডা . মো . ফখরুদ্দিন মানিক বলেছেন , ছাত্রশিবির ক্যাম্পাসে ছাত্রদের অধিকার সুনিশ্চিত করতে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে আসছে , ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে । শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ছাত্রশিবিরের ইতিবাচক রাজনীতির কোন বিকল্প নেই । সরকার দলীয় ছাত্রসংগঠন যখন সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে ক্যাম্পাসে চরম অস্থিতিশীলতা সৃষ্টি করছে , ছাত্রশিবির . . . বিস্তারিত
সুন্দর উপস্থাপনার মাধ্যমেই মাসুমা রহমান নাবিলা আলোচনায় এসেছেন । উপস্থাপনা ছাড়াও নাবিলা সম্প্রতি রবির একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে পারফর্ম করেছেন । তাকে নিয়ে লিখেছেন খালেদ আহমেদ
প্রজাপতি বলেছেন : মুক্তিযোদ্ধারা কি যথার্থ সম্মান পাবে ? ? সুযোগ হয়ত আছে কিন্তু কাজে কয় জন মানুষ লাগাবে তির্যক দা ? ? যাই হোক আপনার বাবাকে আমার সালাম ও শ্রদ্ধা জানাবেন ।
পোষ্ট করেছেন : ১৩ টি মন্তব্য করেছেন : ১৯৬ টি ব্লগ লিখছেন ০ বছর ২ মাস ৩ দিন ব্লগটি দেখা হয়েছে : ১৯৩৫ বার
খোমেনী ইহসান বলেছেন : বাংলা ব্লগিং নিয়ে আমি মোটের উপর একজন বিরক্ত মানুষ । এক সময় সামুতে ব্লগিং করতাম । এখন করি না । কয়েক দিন সোনার বাংলা ব্লগে করলাম । আমার মতে বাংলা কমিউনিট ব্লগগুলোর অবস্থা হচ্ছে ছাত্র শিবিরের মতো । কেন্দ্রে বসে কিছু মানুষ ঘেউ ঘেউ শুরু করে , তার দেখা দেখি অন্য শাখাগুলোও একই তরফের ঘেউ ঘেউ করে । এক্ষেত্রে সামু হচ্ছে শিবিরের কেন্দ্রীয় কমিটি , আর অন্যগুলো হচ্ছে শাখা সংগঠন । আর ব্লগে ইসলামকে এক গ্রুপ টার্গেট করে , আরেক গ্রুপ মুক্তিযুদ্ধকে টার্গেট করে । আর সারা দিন ব্লগগুলোর প্রথম পাতা ভরে থাকে বিভিন্ন নিউজ সাইটের লিঙ্কের বিজ্ঞাপন দিয়া । আবার সংবাপত্রের প্রতিবেদনেরও দেদারসে বিজ্ঞাপন সাঁটানো হয় । কমিউনিটি ব্লগে আসলে বোঝা যায় বঙ্গে ইতরামির প্রজনন কতটুকু প্রলম্বন হইছে । এই ধরনের ফাতরামি থেকে এই ব্লগটা মুক্ত থাকবে আশা করি । আমার একখানা গুরুতর আপত্তি লিখিত ভাবে জানাচ্ছি , ব্লগে প্রকৃত ব্লগার সংখ্যা বাড়ুক । ছাইয়্যা নিক , একাধিক নিক দিয়া রিভার্স খেলে মেকে প্রগতিশীলতা প্রদর্শন কিম্বা ইসলাম বিদ্বেষ ; যা বেশির ভাগ মডারেশন রিলেটেড লোকজন করে , তা যেন না হয় । আদর্শ প্রচারের কোন কেন্দ্র হিসেবে যেন এই ব্লগ খানা ব্যবহৃত না হয় । বরং আমি চাই আদর্শসমূহের পর্যালোচনা যেন এখানে প্রকাশিত হয় । ধন্যবাদ আড্ডার সুযোগ দেয়ার জন্য ।
[ @ দিনমজুর ] : অনুবাদ প্রচেষ্টার জন্য সাধুবাদ । TIFA ' র কিছু বিষয় ( যেমন : মেধাস্বত্ত্ব ) নিয়ে কমবেশী আশংকিত আমরা বেশীর ভাগ মানুষই তবে সেইসাথে এও মনে করি যে সুনির্দিষ্টভাবে সমালোচনার জন্য বিষয়টি এখনো বেশ প্রি - ম্যাচিউর । আন্তর্জাতিক অর্থনৈতিক চুক্তি আইনের আওতাধীন একটি বিষয় হওয়ায় TIFA ' র ভাষাগত অনুবাদের ( literary translation ) চেয়েও আইনগত পরিভাষার " সঠিক " অনুবাদ মনে হয় বেশী জরুরী । তা নাহলে আলোচনাটা ভুল ভিত্তির ওপর গজিয়ে ওঠার আশংকা থেকে যায় । আর ভুল ভিত্তির উপর আলোচনা সবচাইতে বেশী ক্ষতি করে গ্রহণযোগ্যতার ( credibility ) । কারণ , সেটি যদি একবার ঘটে , তাহলে যাঁরা ভবিষ্যতে সত্যিকারের বিপদের দিনে এ বিষয়গুলো নিয়ে জনগণকে আন্দোলনে একত্রিত করার চেষ্টা করবেন , তখন তাদের সেই ডাক " বাঘ এলো , বাঘ এলো " গল্পের দায়িত্বহীন রাখালের চিৎকারের মতো শোনাবে । তাতে সবার চাইতে বেশী ক্ষতি হবে এ দেশের সাধারণ মানুষের । যাই হোক , অনুবাদের প্রসঙ্গে ফিরে আসি ।
( ৩ ) এসব কিতাবের প্রতি মানুষের প্রয়োজনীয়তা এবং তা অবতীর্ণ করার পিছনে হিকমাত বা রহস্যঃ
মতবিনিময়কালে নৌ - পরিবহনমন্ত্রী আরো বলেন , বরিশাল দেশের দ্বিতীয় বৃহত্তম নৌবন্দর । এ বন্দরকে আধুনিক করার জন্য বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে । কিন্তু যে মানের কাজ হওয়ার কথা ছিল সরেজমিনে কাজের মান সঠিক বলে মনে হয়নি । দরপত্র অনুযায়ী কাজ হয়নি । এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ।
" যুক্তরাষ্ট্র এবং চীনের সঙ্গে আমাদের একই ধরনের সমঝোতা স্মারক রয়েছে । এরমধ্যে যেটা সবচেয়ে ভালো সেটাই আমরা নেওয়ার চেষ্টা করবো । "
: . গৃহ হারা বলেছেন : উনি আমার কাছে এই রকম একটা পোস্ট ছেয়েচিলেন তো তাই !
খুলনায় সেনাবাহিনীর প্রধান শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ নির্মাণের উদ্বোধন করে
শেরপুর , ১২ জুলাই : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়ার পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অপরাধে হায়দার আলী ( ৫০ ) নামে একজনের বিনাশ্রম ছয় মাসের কারাদণ্ড দিয়েছে বিশেষ ভ্রাম্যমাণ আদালত । পুলিশ ও নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে , সোমবার উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের পঞ্চম শ্রেণীর ছাত্রী একই গ্রামের হায়দার আলীর বাড়ির সামনে দিয়ে স্কুলে যাওয়ার পথে পেয়ারা দেয়ার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায় । এক পর্যায়ে ঘরে নিয়ে তাকে ঝাপটে ধরে যৌন হয়রানির চেষ্টা করে । এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে । পরে মেয়েটি স্কুলে গিয়ে শিক্ষকদের ঘটনাটি বলে । শিক্ষক , ম্যানেজিং কমিটির লোকজন হায়দার আলীকে কৌশলে আটকে রেখে পুলিশে খবর দেয় । পুলিশ ঘটনাস্থলে গিয়ে হায়দার আলীকে আটক করে থানায় নিয়ে আসে । সন্ধ্যায় নালিতাবাড়ী ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো . ইউসুফ আলী শিক্ষক , ম্যানেজিং কমিটি , ইউপি চেয়ারম্যান , মেয়েটির মাসহ নয়জনের স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ও হায়দার আলীর স্বীকারোক্তিতে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন । বার্তা২৪ ডটনেট / আর / এটি
রক্তদাতা রক্তদানের পরই পাবেন ডোনার কার্ড । রক্তদাতা নিজ দেহের প্রয়োজনে জমাকৃত প্রতি ব্যাগ রক্ত ফেরৎ পাবেন কোন প্রসেসিং খরচ ছাড়া । অর্থাৎ রক্তের ব্যাগ ও স্ক্রিনিং করচ বাবদও কোনো অর্থ দিতে হবেনা । অতিরিক্ত ( সঞ্চিত রক্তের সম পরিমাণ ) প্রতি ইউনিটে প্রসেসিং খরচ মাত্র ৫০ % । রক্তদাতা তার মা - বাবা , স্বামী / স্ত্রী বা সন্তানের জন্য প্রসেসিং খরচে ( সঞ্চিত রক্তের সম পরিমাণ ) ছাড় পাবেন ২০ % । তিনবার রক্তদানের পর আজীবন রক্তদানের প্রতিশ্রুতি দিলে রক্তদাতা পাবেন সিরামিকসে মুদ্রিত সুদৃশ্য সম্মননা স্মারক এবং বিশেষ আইডি কার্ড ও সনদপত্র । ১০ বার রক্তদান করে লাইফ লং ব্লাড ডোনার সিলভার ক্লাব - এর সদস্য হলে রক্তদাতা পাবেন বিশেষ সম্মাননা মেডেল , আইডি কার্ড ও সনদ পত্র ।
পোস্ট করা হয়েছে : বুধ সেপ্টেম্বর ২৬ , ২০০৭ ৪ : ১৬ অপরাহ্ন
এর প্রদিবাদে এই মাসের ৩৪ তারিখে দেশের সকল পাবলিক টয়লেটের সামনে সকাল - সন্ধা হরতাল আহবান করছি
১৯৭১ সালে স্বাধীনতা সূর্যের লালিমা যখন পূর্বাকাশে প্রজ্জ্বলিত হবার জন্য প্রস্তুত হচ্ছিল , তখন শেষ রাতের আধো ঘুমের আলোয়ান উপড়ে ফেলে তোমাদের হাত - পা - চোখ - মুখ পিছমোড়া বেঁধে বধ্যভুমিতে নিয়ে যায় জাতিকে মেধাহীন অন্ধকার রাজ্যে পরিনত করার পাকিস্তানী বাসনার দেশীয় রূপকার রাজাকার - আলবদর চক্র । তোমরা আর ফিরে আসোনি তোমাদের সেই প্রিয় গৃহকোনে , হারিয়ে গিয়েছো চিরঘুমের দেশে ।
পোস্ট করা হয়েছে : বুধ ডিসেম্বর ৩০ , ২০০৯ ১ : ০৫ পূর্বাহ্ন
১৪ ই ফেব্রুয়ারি , ২০১১ রাত ১১ : ০৮ লেখক বলেছেন : অনেক কৃতজ্ঞতা ও শুভ কামনা অনেক ভালো থাকবেন ।
সম্প্রতি মজিলা ফায়ারফক্স - ৪ এর বিটা - ১০ সংস্করণ অনলাইনে ছেড়েছে মজিলা । এ সংস্করণটির মাধ্যমেই মজিলার বিটা পর্ব শেষ হতে পারে বলে জানা যায় । এরপরই ফায়ারফক্স - ৪ এর স্থায়ী চূড়ান্ত সংস্করণটি চলে আসবে । ফায়ারফক্স ৪ - এর স্থায়ী সংস্করণ আসতে পারে এ বছরের ফেব্রুয়ারিতে । তবে ফায়ারফক্স . . . ( পড়তে থাকুন )
২৩ ধারা ১৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ( সংশোধন ) আইন , ২০০০ ( ২০০০ সনের ৩৯ নং আইন ) এর ৯ ধারাবলে প্রতিস্থাপিত
প্রধানত , বিদায়ী বর্ষের ছাত্র - ছাত্রিদের উদ্দেশ্যে দেশের খ্যাতনামা প্রযুক্তিবিদগণ এতে বিভিন্ন দিক - নির্দেশনামূলক বক্তব্য রাখবেন ।
২৫ বার পঠিত | ২ টি মন্তব্য | রেটিং + ০ / - ০ | বাকিটুকু পড়ুন |
পেইড ব্লগার বলেছেন : আমাদের সৌভাগ্য কারন ব্লগে এমন ব্লগাররা আছে যারা আমাদের এমন সুদীর্ঘ ইতিহাসগুলো আমাদের সামনে এত সুন্দর করে তুলে আনছেন যা থেকে আমরা এসব অজানাকে জানতে পারছি ।
শামসুল আলম । রফিকুল ইসলাম খানের সার্বক্ষণিক সঙ্গী । শিবিরের রাবি এলাকার প্রধান ক্যাডার । ' ৮৮ সালে জুলাইয়ের ১ম সপ্তাহে রাবির আমির আলী হলে এবং ১৭ জুলাই রাবির এস এম হলে হামলার পুরোভাগে থাকা রফিকুল ইসলাম খানের পাশে তাকে দেখা যায় । এরপর ' ৯২ - এর ১৭ মার্চের হামলাতেও তাকে রফিকুল ইসলাম খানের সঙ্গে দেখা যায় ।
২০০৬ - এর বিধানসভা নির্বাচনে বিপুল গরিষ্ঠতা সত্ত্বেও সিপিএম তথা বামফ্রন্টের ক্ষয়ের শুরু সিঙ্গুর নন্দীগ্রাম জমি আন্দোলনকে কেন্দ্র করে . এই জমি - বর্গা - পাট্টার আন্দোলনকে কেন্দ্র করেই ৭৭ সালে রাইটার্স বিল্ডিংস দখল করেছিল সিপিএম . সেই জমিই এখন তাদের পায়ের তলার জমি কেড়ে নিয়েছে . অন্তত সমীক্ষা তাই বলছে .
সেন্টার ফর মিডিয়া রিসার্চ আন্ড ট্রেনিং - এমআরটি আয়োজিত ৩ মাসব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্সের ৫ম ব্যাচে ভর্তির মৌখিক পরীক্ষা ৬ ফেব্রুয়ারি রোববার সকাল ১০টায় এমআরটি অফিসে অনুষ্ঠিত হবে । ইতোপূর্বে যারা আবেদন … Read more »
দেশজুড়ে ইউনুসোফোবিয়ার যে সুনামী বয়ে গেল তাতে জনগণের স্বতস্ফুর্ত অংশগ্রহন নিয়ে আমরা গর্ব করতে পারি । বিশেষ করে ব্লগ দুনিয়ার অংশগ্রহন । এ যাত্রায় ব্লগারদের মত প্রকাশের ভাষা ও তাদের চিন্তাশক্তির গভীরতা অতীতের সবকিছু ছাড়িয়ে এমন এক উচ্চতায় ঠাঁই নিয়েছে যা কেবল থাই অথবা ইন্দোনেশিয়ার সুনামির সাথেই তুলনা করা চলে । আক্ষরিক অর্থেই সুনামি বয়ে গেছে দেশজুড়ে । নরওয়ের অসলোতে সৃষ্ট বানিজ্যিক ঢেউ বাংলাদেশে আছড়ে পরল ব্যক্তি চরিত্রের জলোচ্ছ্বাস হয়ে । আর এই জলোচ্ছ্বাস ভাসিয়ে নিল ডক্টর মোহম্মদ ইউনুস নামের একজন বাংলাদেশির প্রাণ । তবে রেকর্ড ঘাঁটলে দেখা যাবে এটা ডক্টর মোঃ ইউনুসের প্রথম এবং একমাত্র মৃত্যু ছিলনা । এর আগেও একাধিকবার মরতে হয়েছে বেচারাকে ।
বাহরাইনের নিরাপত্তা বাহিনী ' র সদস্যরা গত এপ্রিল মাসে আলা হুবাইল ও মুহাম্মাদ হুবাইলকে স্বৈরাচারী আলে খলিফা সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে গ্রেপ্তার করে দুই বছর কারাদণ্ড দিয়েছে ।
দুনিয়ার অন্যতম প্রভাবশালী ও ইসলামপন্থি দল ইখওয়ানুল মুসলিমুন নতুন দল গঠন করেছে । যার নাম Freedom & Justice বা আরবিতে হুরিয়া ওয়া আদালাহ ।
আজকাল মানুষের বিশেষ একটি অনুভুতি যন্ত্রটি বেশ সক্রিয় হয়ে উঠেছে । যেটি বেশ অন্ধকারাচ্ছন্ন । ক্ষতিকর । যে অনুভুতি যন্ত্রটি যুগে যুগে সভ্যতার অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ্য করেছে । যে অনুভুতি যন্ত্রের প্ররোচনায় ব্রুণোর হত্যাকান্ড ঘটেছে , যে অনুভুতি যন্ত্রের চোখ রাঙানীতে মিথ্যা বলতে বাধ্য হয়েছিলেন গ্যালিলিও ; যে অনুভুতি যন্ত্রের নৃসংশতায় সমাজচ্যুত হয়েছেন ইবনে সিনা , ওমর খৈয়াম . . .
নুট হামসুন ১৮৫৯ সালে ৪ আগস্ট অত্যন্ত দরিদ্র এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন । খুব কম বয়সে বাবা মারা যান । পরিবারে লেখাপড়ার তেমন কোনো চল ছিল না । হামসুন স্কুলশিক্ষাও তেমন কিছু পাননি । চাষ ছাড়াও আরেকটা কাজ তিনি শিখেছিলেন : জুতা তৈরি । যে - ওস্তাদের কাছে হামসুন কাজ শিখতেন , তাঁর কাছে অনেক বড় বড় লোক আসতেন । তাঁদের দেখে দেখে হামসুন অনেক বড় হবার স্বপ্ন দেখেন । তিনি বুঝলেন , বড় হতে হলে লেখাপড়া দরকার । হামসুন স্কুলের কিছু পাঠ্যসূচি জোগাড় করে পড়তে লাগলেন । হামসুন বুদ্ধিমান ও পরিশ্রমী ছিলেন । তিন বছরের কোর্স এক বছরে শেষ করলেন । একটা কেরানির চাকরিও জুটে যায় । পোষাল না , হলেন স্কুল মাস্টার । নিয়মিত পড়তে থাকেন । অবশ্য সাহিত্য । মাঝে মাঝে কবিতা লেখেন , পত্রিকায় পাঠান । দু ' - একটা ছাপাও হয় । ইচ্ছে হল লেখক হবেন । ক্রিশ্চিনা শহরে এসে চেষ্টা করতে থাকেন । বহু কষ্টে জীবন ধারণ করেন । চলে গেলেন আমেরিকা । সেখানে বাগানের মজুর , মাছ ধরার জেলে , গমক্ষেতে , রাস্তা মেরামতের কুলি , কয়লা ভাঙার মজুর , ট্রামের কন্ট্রাকটরি ইত্যাদি কাজ করতে লাগলেন । কিন্ত সময় পেলেই বই খুলে বসেন । একদিন এমনি কাজের ফাঁকে গ্রিক নাটক পড়ছিলেন । কাজ ফাঁকি দেবার অভিযোগে চাকরি খতম ।
রাশিয়া ও চীন প্রচারমাধ্যমের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে
বই পাগল বলেছেন : কালবেলা বলেছেন : সাজিদ বলেছেন : " ঐ মিয়া আপনি জামাত নাকি ? " নতুন মজিদদের ডায়ালগ । বুঝলাম না ! ! একটু খুইলা বলেন ! ! খুলতে গিয়া আরেকজনের প্যান্ট খোলার চেষ্টা করবেন না
৩ । ঢাকায় কোন কোন ব্যান্ডে এফ এম রেডিও আছে ?
সংবিধান সংশোধন প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন , আমাদের বিশ্বাস সবার কাছে না হলেও পঁচাত্তর ভাগ মানুষের কাছে সংবিধান সংশোধন গ্রহণযোগ্য হয়েছে । তিনি বলেন , আমরা চাইবো , শতভাগ মানুষের কাছে তা গ্রহণযোগ্য হোক । তিনি আরো বলেন , সংবিধান সংশোধনে সীমাবদ্ধতা ছিলো । বর্তমান বাস্তবতার জন্য আমাদের কিছুটা ছাড় দিতে হয়েছে ।
তিনি বলেন , দেশের করদাতাদের সংখ্যা মাত্র সাড়ে আট লাখ । রাজস্ব আদায় বাড়াতে হলে অবশ্যই করদাতাদের সংখ্যা বাড়াতে হবে । বিনিয়োগের ক্ষেত্রে টাকাকে কালো কিংবা সাদা বলে আলাদা করা ঠিক হবে না । সবাইকেই বিনিয়োগের সুযোগ করে দিতে হবে । মূসক ও সস্পূরক শুল্ক ফাঁকির ক্ষেত্রে জরিমানার পরিমাণ ফাঁকিকৃত রাজস্বের সর্বোচ্চ আড়াই গুণকে হ্রাস করে সর্বোচ্চ দেড় গুণ করার প্রস্তাব করা হয়েছে । এর ফলে অসত্ ব্যবসায়ীদের মাঝে মূসক ও সম্পূরক শুল্ক ফাঁকির প্রবণতা বেড়ে যেতে পারে বলে অভিমত দেয়া হয় ।
বাংলাদেশ রাষ্ট্রের প্রধান দুই দলের নেত্রিরা এক টেবিলে বইসা যখন তাগো তেলায় তখন আপনাগো জামাত পোন্দাও স্লোগান কই যায় ?
কেন অন্য ধর্ম নিয়ে তো লেখা হয়না . . . এর কারন কি এই যে এখানে কিছু মুসলমান ধর্মালম্বী ব্লগার আছেন ? এটি একটি ভাল প্রশ্ন । আসলে ইসলাম অন্য ধর্মগুলোকে বাতিল করে দিয়েছে তাই সেগুলো অপাংক্তেয় । আলোচনার বাইরে । পৃথিবীতে আসলে এক্সট্রিম কিছুই ভালা না । সিরাজ সিকদার বা বাংলা ভাই কেউ টেকে নি । আপনার মত দামড়া ( মাইন্ড কইরেন না ) পোলাকেও মুরুব্বিরা দাবড়ায় ? নাস্তিক হবেন না তো হবেন না । হলে কি তারা আপনাকে বের করে দেবে ? আপনার প্রশ্নের ভেতরেই উত্তর আছে । ধর্ম ভালা কিছু আনতে পারে নাই । তা - ই অপমান করা হচ্ছে । । কিন্তু আর না হলেই ভালো । আমার ওস্তাদী বয়ানটায় তো সব - ই আছে । যেমন আছে তেমন চলুক না . . .
এই পোস্টটি আমাদের ওসামা বিন লাদেনের মৃত্যু সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ
ধ্বনিবাদীদের মতে অলঙ্কার কাব্যের আত্মা বলে বিবেচিত হতে পারে না । কারণ অঙ্গনাদেহে লাবণ্য না থাকলে , শত অলঙ্কারে বিভূষিতা করলে তাকে যেমন সুন্দরী বলা যায় না এবং লাবণ্যময়ী নারীকে কোন অলঙ্কার না পরালেও তার স্বভাব - সৌন্দর্য যেমন ঢাকা পড়ে না , ঠিক তেমনি যমকালো অলঙ্কারে সজ্জিত বাক্যও কাব্য হয় না ( ধ্বনির অভাবে ) আবার অলঙ্কারহীন বাক্যও সার্থক কাব্য হয় যদি তাতে ' ধ্বনি ' থাকে দীপ্র ।
বাড়ী নং - ২ , রোড় নং - ৭ , সেক্টোর নং - ৩ , উত্তরা মডেল টাউন , ঢাকা - ১২৩০ , বাংলাদেশ
বন্ধু এসো স্বপ্ন আঁকি চারটা দেয়াল জুড়ে বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে বন্ধু এসো জলে ভাসি দুখ ভাসানোর সুখে
লেখক বলেছেন : অনেক ধন্যবাদ শরৎ । আপনের মন্তব্যও ঝাক্কাস !
বিনিয়োগকারী চাই : প্রতি লাখে মাসিক ৭ , ০০০ / - টাকা লভ্যাংশ প্রদানের শর্তে রেনেসাঁ গ্রুপের রেডি ফ্ল্যাট বিক্রয় , রিয়েল এস্টেট , ডেভলপার , কুরিয়ার , ইলেকট্রনিক্স , আমদানী , রপ্তানী , গার্মেন্টস , ডেইরী ব্যবসা সম্প্রসারণের জন্য ১ - ২০ লাখ টাকা বিনিয়োগ আবশ্যক । বিনিয়োগ চুক্তিপত্র অগ্রিম চেক এবং ক্ষেত্রবিশেষ প্রপার্টি ( ফ্ল্যাট ) দ্বারা গ্যারান্টিযুক্ত । রেনেসা গ্রুপ লিঃ , ১৩সি / ২সি - এ বাবার রোড , ব্লক - বি ,
১৯৯০ সালের তুলনায় বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় ১৭ গুণ । চীনের পরেই ভারত থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে বাংলাদেশ । অন্যদিকে বাংলাদেশের মোট রফতানি পণ্যের তিন শতাংশেরও কম পণ্য রফতানির সুযোগ হয় ভারতে । উল্লেখ্য , অনুমোদিত পথে ভারত থেকে যে পরিমাণ পণ্য আমদানি হয় তার চেয়ে কয়েকগুণ বেশি পণ্য আমদানি হয় অননুমোদিত পথে । অননুমোদিত পথে আমদানিকৃত পণ্যের একটা বড় অংশই মাদক বা নেশার সামগ্রী । ভারতের নিম্নমানের ও অপ্রয়োজনীয় পণ্যের আগ্রাসন কমাতে বাংলাদেশের ব্যবসায়ীরা বিভিন্ন সময়ের কথা বলে আসলেও কার্যত কিছুই হয়নি । অপরদিকে ভারত শুধু পণ্য বাণিজ্যের বিরাট বৈষম্য করছে না । পাশাপাশি জনশক্তিতেও বিশেষ দাদাগিরি করছে । বছরের পর বছর বাংলাদেশে অবস্থান করে গুরুত্বপূর্ণ পদে চাকরি করছে ভারতীয় ৪০ হাজার নাগরিক । কামিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা । কাজ করার অনুমতি নেয়া তো দূরের কথা , ভিসা নবায়নের প্রয়োজনীয়তাও অনুভব করে না তারা । অথচ বাংলাদেশের কোনো নাগরিক ভারতে কাজ করার অনুমতিই পান না । সে দেশের কোনো প্রতিষ্ঠান , এমনকি বহুজাতিক কোম্পানিতেও কাজের অনুমতি মিলছে না বাংলাদেশীদের । ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন বাংলাদেশের ব্যবসায়ীরাও । তার ফলে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ক্রমেই বেড়ে চলেছে । বাংলাদেশে কতজন ভারতীয় নাগরিক কর্মরত আছে তার হিসাব সরকারের কোনো সংস্থার কাছেই নেই । তবে ব্যবসায়ী - শিল্পপতিদের বিভিন্ন পক্ষের দেয়া তথ্যানুযায়ী এ সংখ্যা ৪০ হাজারেরও বেশি । তাদের অর্ধেকই কর্মরত আছেন তৈরী পোশাক শিল্প খাতে । এ ছাড়া বায়িং হাউজ , বিজ্ঞাপনী সংস্থা , নাট্যনির্মাতা প্রতিষ্ঠান , সমাজসেবী সংস্থা , টেলিভিশন চ্যানেল এমনকি সাংবাদিক হিসেবে পত্রিকার গুরুত্বপূর্ণ পদেও কর্মরত আছে ভারতীয় নাগরিকেরা । এসব প্রতিষ্ঠানে তারা কেবল বড় অঙ্কের বেতনই পায় না , সব কিছু নিয়ন্ত্রণ করছে অত্যন্ত দাপটের সাথে । দেশের শিল্পোদ্যোক্তাদের সর্বপ্রাচীন প্রতিষ্ঠান মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ( এমসিসিআই ) অপরাপর অভিযোগের পাশাপাশি ভারতে বাংলাদেশীদের কাজের অনুমতি প্রসঙ্গে জানা গেছে , বিপুলসংখ্যক ভারতীয় নাগরিক কারিগরি ও ব্যবস্থাপনা পেশায় বর্তমানে বাংলাদেশে কাজ করছে । এ ক্ষেত্রে তারা অতি সহজেই কাজ করার অনুমতি পায় । অথচ বাংলাদেশী নাগরিকেরা শত চেষ্টা করেও ভারতে কাজ করার অনুমতি পান না । এমনকি কোনো বাংলাদেশী নাগরিক বহুজাতিক কোম্পানি কর্তৃক নিযুক্ত হয়ে ভারতে পোস্টিং পেলেও ভারত সরকার তার কাজ করার অনুমতি দেয় না । এ প্রবণতার দ্রুত অবসান হওয়া জরুরী । জানা গেছে , দক্ষিণ এশীয় মুক্তবাণিজ্য চুক্তি ( সাফটা ) এবং বিশ্ববাণিজ্য সংস্থার ( ডব্লিউটিও ) নিয়মানুযায়ী ভারতে পণ্য রফতানির ক্ষেত্রে বাংলাদেশ নানাবিধ সুযোগ - সুবিধা পাওয়ার কথা । কাগজে - কলমে হাজার হাজার বাংলাদেশী পণ্য শুল্কমুক্তভাবে ভারতে রফতানির বিধানও আছে । কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন । বাংলাদেশের রফতানিযোগ্য ২৭টি প্রধান পণ্যকেই তারা ' সেনসেটিভ ' তালিকায় রেখেছে । তৈরী পোশাক , টেক্সটাইল পণ্য , ফুটওয়্যার , গোশত , খেলাধুলার সামগ্রী , সিরামিকস , টাইলস প্রভৃতি সম্ভাবনাময় বাংলাদেশী পণ্য কোনো অবস্থাতেই ভারতে প্রবেশের সুযোগ নেই । বহুল আলোচিত ৮০ লাখ পিস পোশাক নিতেও তাদের বিস্তর আপত্তি । নতুন করে তারা অতিরিক্ত ১৮ শতাংশ প্যারা - ট্যারিফ আরোপ করেছে বাংলাদেশী তৈরী পোশাক ও সিমেন্টের উপর । দেশের তৈরী পোশাক শিল্পে বর্তমানে ২০ হাজারের বেশি ভারতীয় নাগরিক কাজ করছেন । গার্মেন্ট সেক্টরে গুরুত্বপূর্ণ প্রায় সব কারখানারই জেনারেল ম্যানেজার , প্রোডাকশন ম্যানেজার , অ্যাকাউন্টস ম্যানেজার , মার্চেন্ডাইজার প্রভৃতি গুরুত্বপূর্ণ পদে ভারতীয় নাগরিকেরা অধিষ্ঠিত । মিড - লেভেল ম্যানেজমেন্ট পদে কর্মরতদের ৮০ শতাংশই বিদেশী ও ৭০ শতাংশই ভারতীয় । ভারতীয়রা কেবল মোটা অঙ্কের বেতনই নেয় না , অনেক ক্ষেত্রে পুরো কারখানার নিয়ন্ত্রণই চলে যায় তাদের হাতে । জানা গেছে , গত এক বছরে অর্ধশতাধিক কারখানার মালিকানা বদল হয়েছে । এর মধ্যে রয়েছে এসকিউ , ক্রিস্টাল , মাস্টার্ড , হলিউড , শান্তা , রোজ , ফরচুনা , ট্রাস্ট , এজাক্স , শাহরিয়ার , স্টারলি , ইউনিয়ন প্রমুখ দেশসেরা গার্মেন্ট কারখানা । বিক্রির কথাবার্তা চলছে আরো শতাধিক কারখানার । কারখানা বিক্রেতাদের তালিকায় রয়েছে বিজিএমইএর অনেক গুরুত্বপূর্ণ নেতা ও নামকরা ব্যবসায়ীর নামও । বেশির ভাগ ক্ষেত্রেই ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ , আমেরিকান , কানাডিয়ান নাগরিকেরা কিনে নিচ্ছেন এসব কারখানা । বিক্রি হয়ে যাওয়া প্রতিটি কারখানাই এক বা একাধিকবার হামলার শিকার হয়েছে । প্রায় প্রতিটি ক্ষেত্রেই ভাঙচুরের ক্ষেত্রে অভ্যন্তরীণ ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাত ছিল বলে তদন্তে বেরিয়ে এসেছে । অভিযুক্তদের প্রায় সবাই ভারতীয় নাগরিক বলে জানা গেছে । কেবল কাজের অনুমতির ক্ষেত্রে নয় , ভারতে পণ্য রফতানিতেও নানাভাবে বাধা দিয়ে চলেছে ভারত । এ ক্ষেত্রে সে দেশের সরকার সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করে পণ্যের মান সার্টিফিকেট । বিএসটিআইর ( বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট ) সার্টিফিকেট নিয়ে আমাদের ব্যবসায়ীরা পৃথিবীর বিভিন্ন দেশে পণ্য সরবরাহ করলেও ভারত সরকার এ সার্টিফিকেট গ্রহণ করে না । পণ্য রফতানির ক্ষেত্রে তাদের দেশ থেকে আবার সার্টিফিকেট গ্রহণ করতে হয় । বাংলাদেশ ও ভারতের কেন্দ্রীয় সরকারের মধ্যে সম্প্রতি এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি হলেও রাজ্য সরকারগুলো তা মানতে নারাজ । নতুন করে ভারত থেকে সার্টিফিকেট নিতে কেবল মোটা অঙ্কের টাকাই খরচ হয় না , হয়রানির শিকার হতে হতে রফতানিকারক হাল ছেড়ে দেন এখানে এসেই । কারণ রফতানির জন্য যেকোনো পণ্য ভারত সীমান্তে নেয়ার পর সেখান থেকে নমুনা সংগ্রহ করে ভারতীয় কর্তৃপক্ষ থেকে মানসনদ গ্রহণ করতে সময় লেগে যায় তিন থেকে পাঁচ মাস । সব কিছু শেষ করে রফতানিকারক যখন মানসনদ সংগ্রহ করেন , তখন অজুহাত হিসেবে বলা হয় , দীর্ঘ দিন গুদামজাত থাকতে থাকতে সংশ্লিষ্ট পণ্যটি মান হারিয়ে ফেলেছে । রফতানিকারকের তখন পথে বসা ছাড়া আর উপায় থাকে না । খোঁজ নিয়ে দেখা গেছে , পরিমাণ যা হোক না কেন , প্রতিটি কনসাইনমেন্টের জন্য ভারত সরকারকে সিএফএল ল্যাব ফি দিতে হয় তিন হাজার রুপি । স্যাম্পল ড্রয়িংয়ের জন্য দিতে হয় আরো দুই হাজার রুপি । ৫০০ করে এক হাজার রুপি দিতে হয় স্যাম্পল ডিপোজিট ও স্যাম্পল কালেকশন বাবদ । অন্যান্য খরচ আছে আরো অন্তত ছয় হাজার রুপি । এভাবে অন্যান্য শুল্কের পাশাপাশি প্রতিটি কনসাইনমেন্টের জন্য ১২ হাজার রুপি করে দেয়ার ফলে রফতানিকারকের খরচ পড়ে যায় পণ্যের মূল দামের কয়েক গুণ বেশি । অন্য দিকে বাংলাদেশ সরকারের দেশের স্বার্থবিরোধী মনোভাবের সুযোগে ভারতীয় পণ্যে ভরে আছে আমাদের বাজার । বলাবাহুল্য এত বাধা সত্ত্বেও প্রয়োজনীয় কৌশল অবলম্বন করে আমাদের ভারতের বিশাল বাজারে প্রবেশ করতে হবে । এ জন্য অন্তত তৈরী পোশাক , সিরামিকস , ওষুধসহ অন্তত পাঁচটি পণ্যকে টার্গেট করে বাংলাদেশের অগ্রসর হওয়া দরকার । সেক্ষেত্রে অবকাঠামো উন্নয়ন ও রাজনৈতিক যোগাযোগ বাড়াতে হবে । বাংলাদেশের পক্ষ থেকে উপযুক্ত দরকষাকষির মাধ্যমে ভারতে ২৫০ বিলিয়ন ডলারের বিশাল বাজারের সামান্য অংশ দখল করতে পারলেও বাংলাদেশ উপকৃত হবে । তবে এর আগে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক বৈষম্য এবং জনশক্তির ক্ষেত্রেও বঞ্চনা প্রতিরোধে বাংলাদেশকে দীপ্ত ও শক্ত এবং ইস্পাতদৃঢ় ও কঠিন পদক্ষেপ নিতে হবে । সবুজ বাংলা ব্লগে থেকে সংগৃহীত ।
রেহমান সোবহান বলেন , " চট্টগ্রাম বন্দরকে স্বাধীনতার পর আন্তর্জাতিক বন্দর হিসাবে ঘোষণা করা হয় । দক্ষিণ - পূর্ব এশিয়ার আঞ্চলিক ব্যবসায়িক বন্দর হিসেবে পরিকল্পনা করা হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি । "
আমি ভারতীয় সীমান্তের কাছাকাছি বেনাপোলে গেলাম এইসব প্রস্তুতি দেখতে । পুরো খুলনা এলাকার অফিসার ইন - চার্জ লে . কর্নেল শামস্ - উজ - জামান সীমান্তের নিকটবর্তী তার সদর দফতরে আমাকে অভ্যর্থনা জানালেন । কর্নেল জামান আমাকে বললেন সীমান্তে বহুবার ভারতীয় সৈন্যদের সঙ্গে মর্টারের গোলা বিনিময় হয়েছে । তিনি জানান সবসময়ই ভারতীয়রা ব্যাপারটা শুরু করে । তিনি বলেন , " এদের রক্ষা করার জন্য এখানে অবশ্যই আমাদের থাকা প্রয়োজন । এই বাঙালিরা জানেনা কীভাবে লড়াই করতে হয় । এক পর্যায়ে আমি উত্তর - পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে আসলাম । আমাদের দেহে রয়েছে যুদ্ধের রক্ত । ক্লাস টেন থেকেই আমি এই রাইফেল ব্যবহার করে আসছি । আমাদের সাহস আছে । " কর্নেল শামস্ আমাকে জানালেন ২৫ - ২৯ মার্চে খুলনা শহরের ' নিরাপত্তা ' র জন্য যে সামরিক অভিযান শুরু হয়েছিল তার পর থেকেই বিগত তিন মাস ধরে এখানে সৈন্যদের তৎপরতা চলছে । তিনি আমাকে জানালেন যে ' দুষ্কৃতিকারী ও বিদ্রোহী ' - দের হাত থেকে রক্ষা করতে গিয়ে কেবল এই গত মাসে সৈন্যরা পুরো জেলাকে নিজেদের আয়ত্ত্বে আনতে সক্ষম হয়েছে । মনে হয় শামসই বেসামরিক রাজাকার - দের হাতে পুলিশদের রাইফেল তুলে দেয়ার ব্যবস্থা চালু করেছেন । তিনি এদের সম্পর্কে বললেন , " এরা ভালো লোক , ভালো মুসলমান ও অনুগত পাকিস্তানি । "
আমরা ঐ পাওয়ার প্লান্ট থেকে ২৫০কিমি দূরে আছি । আমাদের এখানে পানি - গ্যাস - বিদ্যুত সবই স্বাভাবিক । এখন কর্তৃপক্ষ ঐ প্লান্টের ৩০কিমি পরিধির মানুষ সরিয়ে নিচ্ছে । একজন মানুষের এক বছরের সহনীয় মাত্রার রেডিয়েশন এখন প্রতি ঘন্টায় ঐ পরিমান রেডিয়েশন ছড়িয়ে পড়েছে প্লান্টের কাছে । জানি না , আমাদের এদিকে কি হবে । আল্লাহ ভরসা । এখন পর্যন্ত কোন বাংলাদেশীর হতাহতের খবর পাই নাই , দোয়া করবেন আমাদের জন্য ।
সকাল সাড়ে নয়টায় নগরীর শাপলা চত্ত্বর দলীয় কার্যালয় থেকে জেলা জামায়াত মিছিল শুরু করলে পুলিশ সেখানেই তা আটকে দেয় । পরে সেখানেই সমাবেশ করে জামায়াত । এতে বক্তব্য রাখেন জেলা জামায়াত সেক্রেটারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম , এ্যডভোকেট জয়নান আবেদিন ও কাওসার আলী ।
সরকারদলীয় এমপি শাহিদা তারেক দীপ্তির বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে । গতকাল ভোররাতে রাজধানীর পল্লবী আবাসিক এলাকার বাসায় ঢুকে সশস্ত্র ডাকাতরা এমপি , তার স্বামী এবং মেয়েকে জিম্মি করে লুটতারাজ চালায় । ওই বাসা থেকে ৮০ ভরি স্বর্ণালঙ্কার ও ৭ লাখ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা । এর আগে ডাকাত দল ওই ভবনের ওপর তলার ফ্ল্যাটে প্রয়াত মেজর ( অব . ) জিয়াউল হকের বাসা থেকে ৭ ভরি স্বর্ণালঙ্কার ও ৫৫ হাজার টাকা নিয়ে যায় । সকালে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এমপি দীপ্তির বাসায় যান । ডাকাতদের গ্রেফতারের নির্দেশ দিয়ে বরাবরের মতোই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন , আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে এখন অনেক ভালো । খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ , র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা । সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে । এ ঘটনার পর গতকাল নগরীর বিভিন্ন স্থানে পুলিশ বিশেষ অভিযান চালায় । অন্যদিকে ঢাকেশ্বরী মন্দিরে ২০০ ভরি স্বর্ণালঙ্কার , রুপার অলঙ্কার এবং ৫ লাখ টাকাসহ প্রায় সোয়া এক কোটি টাকার মালামাল লুট হয় । এ ঘটনায় সকাল থেকেই মন্দিরে পূজা বন্ধ করে দেয় সেবায়েতরা । এদিকে সবুজবাগে একটি বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে ।
অন্য একটি পুরস্কারপ্রাপ্ত ছবি - বিশ্বজিত্ গোস্বামীর ' রূপান্তর এবং শারীরিক অস্তিত্ব ২ ' - প্রায় একই ভাবাবেগের অন্য রূপকল্প । প্রকৃত প্রস্তাবে মানবের প্রকৃতির পক্ষে - বিপক্ষে নানান অবস্থান ও সমীকরণের পঠন পাঠন অব্দে প্রকৃতিতেই আত্মসমর্পণ - এইতো গল্প । নীল জমিনে বিশ্বজিত্ - এর লাইনগুলো গঠন , গঠিত হওয়া , গঠন করার তুমুল চেষ্টায় রত । রিপিট , অল্টারনেটিভ , ডেকোরেটিভ কতক সাংগীতিক লাইন রচিত ফর্ম আসলে রূপান্তর বাচক ।
আপনি যদি Custom এ কোন অতিরিক্ত ফোল্ডার যোগ না করেন তাহলে তৈরী করা ইমেজের সাইজ হবে ২৭২ - ২৭৩ মেগাবাইট । আর Custom এ কোন অতিরিক্ত ফোল্ডার যোগ করলে বেশী হবে । তবে একবারে একটাই হবে । ৫৫৩ মেগাবাইট বা ২৭২ মেগাবাইট দুটা হবে না । আপনি যেটাই তৈরী করেন না কেন সেটা রাইট করলেই হবে ।
আমাদের ক্ষমা করো হে বীররা । তোমাদের আত্মার প্রতি শান্তি কামনা করছি ।
বিকাল ২ টা ৪১ মিনিট , বুধবার ২৯ জুন ২০১১
এ বিষয়ে বগুড়া সদর থানায় শুক্রবার রাতে ছাত্রীর পিতা বাবলু কাজী বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ।
লেখক বলেছেন : ঠিক বলেছেন তারার হাসি । অনেক ধন্যবাদ পড়ার জন্য ।
এদিকে নটিংহ্যাম্পশায়ারের কোচ মিক নিউয়েল তামিমের প্রসংশায় পঞ্চমুখ । তিনি বলেন , ' তার মতো ভালো একজন ব্যাটসম্যানকে পেয়ে আমরা খুবই খুশি । তামিম একজন অসাধারণ ক্রিকেটার । এত অল্প বয়সেই সে যেভাবে নিজেকে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গণে প্রতিষ্ঠিত করেছে , সেটা অনেকের জন্যই ভালো দৃষ্টান্ত হতে পারে । '
ঢাকা , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডেস্ক ) : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলেছেন , সিরিয়ার প্রসিডেন্ট বাশার আল - আসাদের আর ক্ষমতায় থাকার বৈধতা নেই । আসাদ সমর্থকরা রাজধানী দামেস্কে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের দূতাবাসে হামলা চালানোর প্রতিক্রিয়ায় মঙ্গলবার এ কথা বলেন তিনি । তিনি বলেন , সিরিয়া সরকার যুক্তরাষ্ট্রের দূতাবাস রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ছিল । তবে তারা তা করল না । আসাদ সেদেশের জন্য অপরিহার্য নয় বলে মন্তব্য করেন তিনি । আন্তর্জাতিক সম্পর্ক ধরে রাখতে বিভিন্ন দেশের সম্পদ ও কূটনীতিকদের রক্ষা করতে সিরিয়বাসীকে আহ্বান জানান হিলারি । এদিকে দূতাবাসে হামলার জন্য ফ্রান্সও আসাদ সরকারকে দোষ দিয়েছে এবং নিন্দা জানিয়েছে । সোমবারের হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কর্মকর্তা বিবিসিকে জানান , কেউ হতাহত হয়নি । তবে দূতাবাস ভবনের ক্ষতি হয়েছে । বিক্ষুব্ধরা ভবনের জানালা ভেঙেছে । এরপর তারা সেখানে সিরিয়ার জাতীয় পতাকা উড়ায় বলে জানান তিনি । সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের সবচেয়ে বড় এলাকায় পরিণত হওয়া হামা শহরে মার্কিন ও ফরাসি রাষ্ট্রদূতের সফরের তিনদিন পর সেখানে পশ্চিমা এ দেশ দু ' টির দূতাবাসে হামলা চালালো আসাদ সমর্থকরা । এ হামলার ঘটনায় ওয়াশিংটনে নিযুক্ত সিরিয় দূতকে তলব করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় । এ সময় দামেস্কে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের ক্ষতিপূরণ দাবি করা হতে পারে । ( শীর্ষ নিউজ ডটকম / এএএ / ০৯ . ৩০ঘ . )
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মু . মুজাহিদসহ বিরোধী দলীয় নে . . .
যিনি কাদামাটিতে মূর্তি গড়েন তিনিই এমন রঙের ভুবনে বসবাস করেন , আবার তিনিই মাটি পুড়ে খাঁটি করেন আমার দেশের গল্প বলেন - টেরাকোটা আর ম্যুরালে সৈয়দ আবদুল্লাহ খালিদের সিম্ফনি অব কালারস শিরোনামে প্রদর্শনী থেকে আমরা খুঁজে পাই ষড় ঋতুর রঙের স্ফুরণ , প্রকৃতির রেখা আর শিল্পীমনে লুকিয়ে থাকা রঙের অনুরণন । সৈয়দ আবদুল্লাহ খালিদ মহান মুক্তিযুদ্ধে মুক্তিকামী মানুষের সাহসিকতার স্মৃতিকে অমর করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়া অপরাজেয় বাংলা সৃষ্টির মাধ্যমে । শিল্পের নানা মাধ্যমে শিল্পী খালিদ নিরলসভাবে কাজ করেছেন সত্তরের দশক থেকে । তিনি মুক্তিযুদ্ধকে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন হিসেবে বিশ্বাস করেন । আশি ও নব্বইয়ের দশকে শিল্পী অসংখ্য টেরাকোটা , ম্যুরাল , সিমেন্ট , প্লাস্টার , মেটালে বাস্তবধর্মী ভাস্কর্য গড়েছেন , যে ভাস্কর্যগুলো শুধু বাংলা , মা , মুক্তিযুদ্ধ , মাতৃভাষাকে কেন্দ্র করেই সৃষ্ট । তাঁর শিল্পকর্মে বিষয় হিসেবে উঠে এসেছে স্বদেশপ্রেম ।
জ্যামাইকান reggae - র প্রতি আমার ভীষণ দুর্বলতা । অনন্য ড্রামবিট এবং বেইজ গিটারের প্রাধান্যসমৃদ্ধ অতীব মনোহারী রিদমটি শুনলেই মনটা আমার নেচে ওঠে । অতএব Bob Marley - র সঙ্গীতভক্ত সঙ্গত কারণেই । তাঁর পুত্র Ziggy Marley - র একখানা গান শুনেও মুগ্ধ হলাম খুব । গানের নাম : Love is My Religion । গানের কয়েকটি লাইন :
শেরেবাংলানগর থানার এসআই আবদুর রাজ্জাক জানান , গত ৩০ ডিসেম্বর পুলিশ পশ্চিম শেওড়াপাড়া শামীম সরণির ৫৪৯ / এ নম্বর বাড়িতে যায় । ওই বাড়ির চতুর্থ তলার সি / ৪ ফ্ল্যাটের মালিক মফিজুল হক পুলিশকে জানান , তার ফ্ল্যাটটি খালি ছিল । দুজন লোক ফ্ল্যাটটি ভাড়া নিয়ে অগ্রিম টাকা দিয়ে গেছে । তারা ফ্ল্যাট বুঝে নিয়ে দরজায় তালা লাগিয়ে যায় । কিন্তু দুদিন ধরে ফ্ল্যাটের ভেতর থেকে উটকো দুর্গন্ধ বেরুচ্ছে । পুলিশ ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ায় । পচা দুর্গন্ধের কারণে ফ্ল্যাটের ভেতরে নাকে রুমাল চেপে দাঁড়ানোরও উপায় নেই । এসআই রাজ্জাক আরও জানান , ফ্ল্যাটের ভেতরে পড়ে থাকা মৃতদেহে পচন ধরে গেছে । লাশের হাত - পা শিকলে বাঁধা । মুখ ও শরীর মোটা স্কচটেপ দিয়ে মোড়ানো । লাশের চেহারায় চাপ দাড়ি । পরনে পাজামা ও কোর্তা । লাশ দেখে পুলিশের মনে হয়েছে , তাকে হাত - পা বেঁধে ও মুখে স্কচটেপ লাগিয়ে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে । হত্যার কারণ তদন্ত না করে বলা যাচ্ছে না বলে এসআই রাজ্জাক জানান ।
সিপিএম - এর নেতারা সন্ত্রাসবাদী ও খুনি ছাড়া আর কিছুই নয় । আদালতে এদের বিচার হওয়া উচিত এবং কঠোরতম শাস্তি হওয়া উচিত । - মমতা ব্যানার্জীর কাছে এ আমার অনুরোধ ও দাবী ।
দৈনিক কিশোরগঞ্জ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার গণঅনশন কর্মসূচিতে বাধা দেয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন । রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণঅনশন কর্মসূচির প্রস্তুতি দেখতে এসে গতকাল মঙ্গলবার
@ bakbuks আপনার এই পোষ্টটি পড়ে মানুষের দৃষ্টি অন্য দিকে সরানোর কৌশল মনে পড়ে গেল . . . . . . . . . . . . . . . . . . আমাদের গ্রামে ৮০ দশকে খুব গরু চুরি হতো । কারন হলো গ্রামের কৃষকের গরু গুলো সাধারণত খুব বড় এবং সেই সময় গরুর চামড়ার খুব দাম ছিল । পুলিশ আইন আদালত কোন কিছুতেই গরু চুরি বন্ধ করা যাচ্ছিল না । কারন হলো এলাকার চেয়াম্যানের পালিত চোর ডাকাত মিলে এই কাজ করতো । মানুষ নিরুপায় হয়ে প্রত্যেকে গরুর ঘরের কাছে রাত জেগে পাহারা দিতে লাগলো ( আপনারা জানেন গ্রামে গরুর ঘর বাসস্থান থেকে কিছুটা দূরে হয় ) । এতে চুরি বেশ কমে গেল । চোরদের আর ভাত হয়না এমন অবস্থা । হঠাৎ একদিন চুরির কৌশল বদলে গেল । কেমন করে . . . . . . ঐ যে আপনি বললেন না দৃষ্টি অন্য দিকে সরিয়ে । রাতে যখন মানুষজন গরুর পাহারায় ব্যস্ত থাকে তখন চোরেরা বাসস্থানে চুরির অভিনয় করে ( অভিনয় বললাম আসলে তারা বাড়ি চুরি করতে আসতো না ) অর্থাৎ তারা বাড়ির জানালা দরজা বা দেয়াল ভাঙ্গার চেষ্টা করে জোরে জোরে শব্দ করতো এতে গরুর ঘর পাহারত মানুষ জন বাড়ি বাঁচাতে আসতো সেই সুযোগে চোর গরু নিয়ে চম্পট দিত । খুব পরিশ্রম করে একদিন চোর ধরে গ্রামবাসীর গনধোলাই এর পর চোরেরা এই কৌশল প্রকাশ করেছিল ।
৬২ । যারা ঈমান আনে [ এই কুর - আনে ] , এবং যারা ইহুদীদের [ ধর্মগ্রন্থ ] অনুসরণ করে , এবং খৃশ্চিয়ান , এবং সাবীয়ান ৭৬ , যারাই ঈমান আনে আল্লাহ্র [ একত্বে ] শেষ [ বিচার ] দিবসে এবং সৎ কাজ করে , তাদের জন্য পুরষ্কার আছে তাদের প্রভুর নিকট । তাদের কোন ভয় নাই তারা দুঃখিতও হবে না ৭৭ ।
১৩ ৷ একাডেমী প্রতি বত্সর সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে পরবর্তী অর্থ বত্সরের বার্ষিক বাজেট বিবরণী সরকার কর্তৃক নির্ধারিত ফরমে অনুমোদনের জন্য সরকারের নিকট পেশ করিবে এবং উহাতে উক্ত অর্থ বত্সরে সরকারের নিকট হইতে একাডেমীর কি পরিমাণ অর্থের প্রয়োজন হইবে উহার উল্লেখ থাকিবে ৷
জগদল কলেজের অধ্যক্ষ আবু তালেব বলেন , ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন হাতে পেয়ে পরীক্ষার্থীরা দীর্ঘক্ষণ বসে ছিল । অনেকে নির্ধারিত সময়ের অনেক আগেই উত্তরপত্র জমা দিয়ে কাঁদতে কাঁদতে কেন্দ্র থেকে বেরিয়ে গেছে ।
আর বেশি দিন নাই । পানের পিকের রিলিজ ক্যান্ডিডেট চলে এসেছে । আগামী মাসেই হয়তো নতুন সংস্করণে আপগ্রেড করা যাবে ।
খালেকুজ্জামান বলেন , সংবিধানের ৫ম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে উচ্চ আদালতের রায়ের ফলে ৭ম ও ৮ম সংশোধনীও সয়ংক্রিয়ভাবেই বাতিল হয়ে যাবে ।
গ্রামের একটা সাধারণ মানুষ যে মার্কা দেখে ভোট দেয় সেও কিন্তু বুঝে যে দেশটা আওয়ামী লিগ আর বিএনপির হাতে বন্দী হয়ে গেছে , এজন্য তারা বলে এরশাদ চাচাই ভালো , লাঙ্গলে ভোট দেন | সাধারণ মানুষ যেখানে বিকল্প খুজছে আমি বলব আমরা তাদেরকে প্লাটফর্ম দিতে পারছি না |
সরজমিনে গিয়ে দেখা গেছে কলা ভবন ও কার্জন হলের বিভিন্ন বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে । এরমধ্যে নৃ - বিজ্ঞান , মৃত্তিকা , পুষ্টি ও খাদ্য বিজ্ঞানসহ বিভিন্ন বিভাগের পরীক্ষা হয়নি । তবে কার্জন হলে কুমুদিনী মেডিকেল কলেজ ও স্টেট ইউনিভার্সিটি কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হয় ।
৬৩৪সাল চীনা পরিব্রাজক হিউএন - সাঙ বাংলায় আগমন করেন । যিশু খিষ্টের জন্মভুমি জেরুজালেম - ক্রুসেড বা ধর্ম যুদ্ধ হয় । আইহোলি শিলালিপিতে কালিদাসের খ্যাতির উল্লেখ আছে ।
বগুড়া , ১১ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : বগুড়ায় বাস চাপায় ২ স্কুলছাত্রী নিহত হয়েছে । নিহতরা হচ্ছে ইয়াছমিন ( ৯ ) ও রিফাত ( ৮ ) । আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে । এদিকে দুর্ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা এক ঘণ্টা বগুড়া - নওগাঁ মহাসড়ক অবরোধ করে রাখে । পরে পুলিশ ও মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে বাসসহ চালককে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয় । জানা গেছে , দুপুর ২টার দিকে এরুলিয়া আইডিয়াল একাডেমী স্কুলের ছাত্র - ছাত্রীরা ছুটির পর বগুড়া - নওগাঁ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলো । এ সময় ওই মহাসড়কের বগুড়া সদর থানার এরুলিয়া বাজারের কাছে নওগাঁ থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস ওই স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী ইয়াছমিন ও ২য় শ্রেণীর ছাত্রী রিফাতকে চাপা দিয়ে পালিয়ে যায় । এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এসএস / এএইচ / ১৫ . ৪১ঘ )
এটা আসলে হোস্টিং কোম্পানীগুলোর দোষ বলা যায় না - আইক্যানের নিয়মই এই রকম , ডেডিকেটেড আইপি নিতে গেলে তাদেরকে কারণ দেখাতে হয় । তবে শেয়ার্ড হোস্টিং কোম্পানীগুলোর ব্যাপারে একটি একমত - এরা একটু বেশিই মাতব্বরি করে । সে তুলনায় ভিপিএস / ডেডি প্রোভাইডাররা কোনো ঝামেলা করে না - চাইলেই এক্সট্রা আইপি দিয়ে দেয় । কয়েকমাস আগেও আমার একটি ভিপিএস ছিলো - মাসে ১১ ডলার এক্সট্রা দিয়ে ২৫টি আইপি নিয়েছিলাম - জাস্টিফিকেশনের জায়গায় শুধু লিখেছিলাম SEO purpose । টিকিট ওপেন করার মাত্র ৩০ মিনিটের মধ্যে স্টাফ লোকটা ডেটাসেন্টার থেকে আইপি কিনে আমার ভিপিএস - এ কনফিগার করে দেয় । এমনকি আমি যেভাবে চেয়েছিলাম , তারা অনেকটা সেভাবেই দিয়েছিলো । আমি রিকুয়েস্ট করেছিলাম multiple C blocks থেকে non - contiguous IP দেবার জন্য । সংগত কারণেই তারা আলাদা C block - এর ব্যবস্থা করতে পারে নি , তবে একই C block থেকে non - contiguous IP দিয়েছিলো । ( দু : খের বিষয় , কোম্পানীটি বিক্রি হয়ে যায় , এবং নতুন মালিক অল্প সংখ্যক আইপির জন্য অনেক বেশি চার্জে করা শুরু করে )
Posted on সোমবার , ৩১ মে , ২০১০ by ভাঙ্গা পেন্সিল
কহিনুর বেগমের স্বামী নেই , সংসার নেই , পায়ের নীচে মাটি নেই , মাথা গোঁজার ঠাঁই নেই , চারিদিকে শুধুই অন্ধকার । উপায়হীন কহিনুর বেগম ভেঙ্গে না পড়ে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করতে থাকেন । একদিন বেসরকারি সংগঠন এর এক মাঠকর্মী আপার সাথে পরিচয় হয় কহিনুর বেগমের । মাঠকর্মী আপা কহিনুর বেগমের সব দুখ - কষ্টের কথা শুনে সে সংগঠনের সদস্য করে দেন । এরপর কহিনুর বেগম সেখান থেকে পাঁচ হাজার টাকা ঋণ তুলে নতুন কর্মজীবন শুরু করেন । ঋণের টাকা আর প্রতিবেশীদের সহায়তায় সে নিজের গ্রামে একটি মুদির দোকান দেন । অল্প পুঁজির এই ব্যবসায় যা আয় হয় তাই দিয়েই তিন কন্যা সন্তান নিয়ে কোনমতে চলতে থাকে সংসার ।
পোস্ট করা হয়েছে : বুধ জুলাই ০১ , ২০০৯ ১১ : ৫২ পূর্বাহ্ন
আজ দেখলাম আবুল হাসনাত প্রথম আলোতে এই বিষয়ে প্রজন্মে ডট কমে একটি প্রতিবেদন লিখেছেন যা সামান্য কাটছাট করে নিচে দেয়া হল :
আসলে দেশের উত্তর ও দক্ষিণের মধ্যে উন্নয়ন ও সমৃদ্ধির বিশাল ফারাকই দক্ষিণের মানুষের বিচ্ছিন্নতাবাদের অন্যতম প্রধান কারণ ৷ আর পশ্চিমারা এটা চাইছিল । তবে উত্তরের মানুষ এখন দক্ষিণের অবস্থা দেখে বলছেন , সেখানে বড়জোর শুধু বিয়ার পান করা যায় ৷ ব্যাস , আর কিছু নেই ৷
স্বৈরাচারী সরকার হিসেবে আখ্যায়িত করে ১৯৮৬ সাল পর্যন্ত এরশাদের বিরুদ্ধে ১শ ' দিন হরতাল দেয় বিরোধীরা । তার পতন নিশ্চিত করতে ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ২৪৫টি হরতাল দেওয়া হয় ।
লেখক বলেছেন : তাহলে ভাই এই ইসটার ডিমটা আপনার জন্য Click This Link
আইসিডিডিআর ' বির গবেষক ডা . জাহাঙ্গীর হোসেন বলেন , " আমরা সাধারণ মানুষের ওপর সমীক্ষা চালিয়ে দেখেছি - জন্ডিস কেন হয় সে সম্পর্কে তাদের ধারণা পরিষ্কার নয় । এটি যে মূলত পানিবাহিত রোগ - সেটাও অনেকে জানেন না । তাদের ধারণা জন্ডিস হয় ' খারাপ বাতাসের ' কারণে । "
ঢাকা , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমকে একটি মামলায় নিম্ন আদালতের সাজা বাতিল করে দেয়া হাইকোর্টের রায় প্রত্যাহারের ( রিকল ) আবেদন করেছে সরকার । এ নিয়ে রাষ্ট্র ও শাহ আলমের পক্ষের আইনজীবীর বিতর্কের মুখে আদালত আগামী ১৯ জুলাই ( মঙ্গলবার ) সিদ্ধান্ত দেয়ার কথা জানিয়েছেন । বিচারপতি এমএ হাই ও বিচারপতি মো . রেজাউল হাসান সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন । এটর্নি জেনারেল মাহবুবে আলম হাইকোর্টের আদেশ প্রত্যাহারের ( রিকল ) আবেদন জানিয়ে বলেন , আপিল শুনানিতে ডেপুটি এটর্নি জেনারেল মোশাররফ হোসেন সরদার যথাযথ বক্তব্য রাখার সুযোগ পাননি । এটর্নি জেনারেল বলেন , এ মামলার সাথে রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট রয়েছে । এ কারণে আদেশ প্রত্যাহার করে অধিকতর শুনানির অনুরোধ জানান তিনি । এ প্রসঙ্গে তিনি বিভিন্ন মামলার নজির আদালতে তুলে ধরেন । শাহ আলমের আইনজীবীরা আবেদনের বিরোধিতা করে বলেন , কোনো ক্রিমিনাল মামলায় আদেশ হয়ে যাবার পর সেটি প্রত্যাহারের সুযোগ নেই । এমনকি রায়ে স্বাক্ষর না হলেও তা প্রত্যাহার করা বা নতুন করে শুনানি গ্রহণের সুযোগ নেই । দেওয়ানি মামলার ক্ষেত্রে এটি করার সুযোগ রয়েছে । তারা বলেন , হাইকোর্টের রায় মেনে নিয়েছিল বলেই সরকার পরের দিন আপিল বিভাগে ওই রায় স্থগিতের আবেদন জানায় । উভয় পক্ষের বক্তব্য গ্রহণ শেষে আদালত তাৎক্ষণিক কোনো আদেশ না দিয়ে আগামী ১৯ জুলাই মঙ্গলবার সিদ্ধান্ত দেয়ার কথা জানান । শাহ আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক - উল হক ও আনিসুল হক । রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম । জানা গেছে , বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাতীয় রাজস্ব বোর্ডের ( এনবিআর ) একটি মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমকে ৮ বছরের সাজা দেয় বিচারিক আদালত । পরে শাহ আলমের আপিলের প্রেক্ষিতে হাইকোর্ট গত ২০ জুন এক রায়ে নিম্ন আদালতের সাজা বাতিল করেন । সরকার এটি স্থগিতের জন্য ২২ জুন আপিল বিভাগের চেম্বার বিচারপতির কাছে আবেদন করে । ( শীর্ষ নিউজ ডটকম / জেডএইচ / টিএইচ / সস / ১৬ . ৫১ঘ . )
সুন্দর একটি সূচীপত্র তৈরী করার জন্য ধন্যবাদ তোমাকে ।
একটা কথা উল্লেখ করা দরকার । সোমালিয়ানরা এমন ছিল না । আমি নিজে সোমালিয়াতে ছিলাম ৮৮ এর দিকে তাই দেখেছি এরা কিভাবে আস্তে আস্তে ধ্বংসের দিকে আগাচ্ছিলো । মুল সমস্যাটা শুরু হয় যখন ব্রিটিশ , ফ্রেন্চ , আমেরিকান জাহাজ এসে এদের জলসীমায় টক্সিক আবর্জনা ডাম্প করা শুরু করে । একটি বিধ্বস্ত অর্থনীতির শিকার এই মানুষগুলোর খাদ্যের মুল উৎস ছিল সমুদ্র । কিন্তু এই ডাম্পিংয়ের কারনে সেই মাছ যখন হারিয়ে যাওয়া শুরু করে বা খাওয়ার অযোগ্য হয়ে পরে তখন এরা দল বেধে ওই জাহাজগুলোকে আক্রমন করা শুরু করে । দুচারটি জাহাজ আটক করে মুক্তিপন পাবার পর তারা দেখে যে এটা একটা লাভজনক ব্যবসা এবং তারপর থেকেই এই ক্যান্সার ছড়িয়ে পরে । এই দায় শুধু ওদের না , যারা ওদের এমন করে তুলেছে তাদেরও ।
ভাষা সবার , ভাষা দীর্ঘস্থায়ী এবং ভাষা উৎপাদন সম্পর্কিত । এই তিন মৌলিক স্বভাব ভাষাকে শ্রেণী নিরপেক্ষ করেছে । সংক্ষেপে এটাই আমি বুঝতে পারলাম স্ট্যালিনের ভাষাভাবনা থেকে । আমাদের মান ভাষা প্রমিত ভাষা বিতর্কে শ্রেণি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে । বাংলাদেশের একজন বিখ্যাত নাট্য পরিচালক কামালউদ্দিন নীলু তার ' মেটামরফসিস ' নাটকের মঞ্চায়নের পর , কাফকার গল্প অবলম্বনে করা ওই নাটকের ভাষা বিষয়ে আমার এক বন্ধুর আপত্তির উত্তরে বলেছিলেন , মাম্মি ড্যাডিদের কথা মাথায় রেখে আমি আমার সংলাপ তৈরি করেছি । কিন্তু আমার মনে হয়েছে , যেমন আমার বন্ধুরও মনে হয়েছিল , আসলে নীলু যেমন তেমন ভাবে সংলাপ লিখেছিলেন এবং তার এই যা - ইচ্ছা - তা সংলাপের কারণে তার ' মেটামরফসিস ' মঞ্চে কিছু বিন্যস্ত লাফালাফি ছাড়া আর কিছুই সৃষ্টি করেনি । অবশ্য আমাদের ভাল না লাগলেও এই ' নেশাগ্রস্ত শারীরিক কসরত ' এখন থিয়েটারের একটা বড় ফর্ম । আমাদের শ্রেণিবাদী যা - ইচ্ছা - তা লেখকরাও থিয়েটারের এই ' নেশাগ্রস্ত শারীরিক কসরত ' ভাষায় প্রয়োগ করে বাড্ডা থেকে বারিধারাকে তাদের সাহিত্যকর্মে রূপদান করছেন । তবে এখনো পর্যন্ত কেউই তেমন সাহিত্যিক সফলতার মুখ দেখতে না পেয়ে , দৃশ্য মিডিয়াকেই আক্রান্ত করে যাচ্ছেন : ফলে বিরতিহীন ভাবে টিভিনাটক সিরিয়াল ও সুস্থধারার ছবিতে এই ভাষার প্রতাপ আমাদের মূল ভাষাকে বিকৃতই করছে , আর লেখার চেয়ে সেকাজ অভিনেতাদের মুখের ভাষায় করানো সহজ বলেই হঠাৎ করে দেশে শয়ে শয়ে নাট্যকারের ( আসলে স্ক্রিপ্টরাইটার ) দেখা মিলছে । আমি নিজে মান ভাষা প্রমিত ভাষা নিয়ে খুব একটা ভাবি না , কিন্তু ভাষার ব্যাকরণ খুবই গুরুত্বপূর্ণ এটা আমার উপলব্ধি । আমাদের রাজধানী ঢাকার এখনকার ভাষা , যা এক খিচুড়ি ভাষাই , তার রূপকে আমরা যেভাষায় প্রকাশ করব , সেতো বাংলাই , কাজেই বাংলা ব্যাকরণের নিয়ম মেনেই তাকে প্রয়োজন মতো ভেঙ্গেচুরে শিল্পসৃষ্টি হলে তো খারাপ ছিল না । কিন্তু লেখকদের ব্যাকরণ বিষয়ে উন্নাসিকতা ও বানান নিয়ে মামদোবাজি এসব তো শিল্পসৃষ্টির লক্ষণ নয় । স্ট্যালিন হয়তো যেকথা বলেননি , কিন্তু যা বলতেই পারতেন , ভাষা স্থিতিস্থাপক , কাজেই তার সব প্রয়োজনীয় ব্যাকরণ মেনেই বা নতুন ব্যাকরণ সৃষ্টি করেও , ভাষা অনেক টানাপোড়েন সহ্য করেও টিকে থাকতে পারে । ভাষাটাকে তাই জানতে হয় , ভাবতে হয় , বলতে হয় , দেখতে হয় , খেতে হয় , নিতে হয় , দিতে হয় , রাখতে হয় , ফেলতে হয় , ঢালতে হয় , ছাঁচতে হয় , ছেনতে হয় । আর ব্যাকরণ তো এসব ক্রিয়াকাণ্ডেরই স্বীকৃতি । তাই আমাদের উচিত ' শ্রেণিভাষা ' না খুঁজে ভাষা ও আঞ্চলিক ভাষার পরিসরে থেকে ভাষার সৃষ্টিক্ষমতা বাড়ানো । সব সৃষ্টিশীল ভাষাভাষি ও ভাষাকর্মীদের নিজের ভাষার প্রতি এই দায়িত্ব পালন করা উচিত । ' শ্রেণিভাষা ' খুঁজে মরা ভাষাভাষি ও ভাষাকর্মীরা সেই দায়িত্বেই অবহেলা করছেন ।
১৬ . সময় বা স্থানের সাপেক্ষে ধর্ম পালন , ধর্ম অবমাননার - ই নামান্তর । কারণ , কোন সর্বজ্ঞ স্রষ্টা - এর সময় বা স্থানের সাপেক্ষে ধর্ম নয় বরং ধর্মের সাপেক্ষে সময় এবং স্থান সৃষ্টির কথা ছিল ।
শালার গরু ! ! ! জানলাম , দেয়ার আর টু টাইপ অব পিপল অন দা আর্থ , দোজ হু সাক তস্লিমাস স্টিঙ্কি কান্ট ; দোজ হু আর প্রো - জামাতি ' স . . . হাহাপগে হাহাপগে হাহাপগে হাহাপগে হাহাপগে
আমাদের কোনো অনুভূতি নকি প্রকাশ করিনে আমরা ওদের একথা কখনো সত্য নয় । আমাদের সব , সব কিছু অন্তরে যেখানে হৃদয় শব্দের তালে বলে যায় তার আবেগের গভীরতা ।
লেখক বলেছেন : জি ভাই । আমিও ভাবিনি । আমার ডাচ বন্ধুটি বলার পরি মাথায় এলো । দেখুন আমরা কই আছি । বিশ্বকাপ আয়োজনের কোনই সার্থকতা নেই ।
বাহ্ বাহ্ . . . . . . . ঘটনাটাতো আর মশা মারা না যে , সব পত্রিকা খেয়াল না করলেই চলবে । এতো বড় একটা কথা ( প্রধানমন্ত্রীর ছেলে ঘোষখোর ! ! ! ) । আর জানবে শুধু আমার দেশ ? ? ? একটা বাচ্চার কাছেও হাস্যকর মনে হবে ।
' ধরো সলিমের মা , ছা দুইশো টাকা । ' সলিমের মা ফোকলা দাঁত বের করে হাসতে হাসতে দুইটা কচকচে একশো টাকার নোট হাতে নিয়ে দ্রুত শাড়ির আঁচলে বেঁধে নিল - বশির ব্যাপারী এবার পাঞ্জাবির পকেট থেকে দুটো পাঁচশত টাকার নোট বের করে বললে , ' এই নেও তোমার পুত । ' সলিমের মা এবার মুখ কালিবর্ণ করে বললে , ' এড়া কী করলা বশির ব্যাপারী ! আমার পুতটারে কামে দিলাম দুইটা হাটও রাখলা না ? ' বশির ব্যাপারী গর্জন করেই বলে উঠলো , ' মনে লয় লাভ ছাড়া মাগনা রাখবা ? ' সলিমের মা তার স্বভাবসুলভ কাঁদো কাঁদো ভঙ্গিতে , ' ঈদে - চান্দে মানুষ আমারে দু ' চার পয়সা দেয় এগুলান দিয়া ছা বাহির করি , টাকার যদি ছা বাহির না করতাম তাইলে আমি চলতাম কেমনে কও ? ' বশির ব্যাপারী এবার রাগে একেবারে গর্জন করে বললে , ' আরে বেড়ি ভাত কী তুমি রান্ধি কাও , পরের খানা কাইতে কাইতে জিব্বা হইছে দশ হাত লম্বা , এক ঠ্যাং কবরে গেছে এহনো তুমি সুদ খাও , এ টাকা তুমি করবাটা কী ? ' সলিমের মা একেবারে নরম কণ্ঠে , ' আমার সলিম যদি ফিরা আইয়ে . . . । ' বশির ব্যাপারী ভেংচি কেটে , ' হুঁ , তোমার পোলা আর আইবো ! ত্রিশ বছর যার খবর নাই , তার আশায় তুমি মরণকালে সুদ খাও আর পাপ কামও ! ' ' অমন অলুক্ষণে কথা কইও না বশির , আমার পোলা দেহিও ঠিক একদিন আইবো । ' বশির ব্যাপারী সলিমের মার মুখের উপর বৃদ্ধাঙ্গুলটা ধরে , ' তোমার পোলা আমার এড়া আইবো ' বলে হনহন করে চলে গেল । সলিমের মা এসব কিছুই লক্ষ্য করল না , বশির ব্যাপারী চলে যাবার পরও সলিমের মা চিন্তায় বিভোর হয়ে বসে থাকে , তার চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে ত্রিশ কি পাঁয়ত্রিশ বছরের পুরানো স্মৃতি ! তখনো সলিমের মার ভরা যৌবন , সলিম আট কি দশ বছরের শিশু ; সলিমের বাপসহ গিয়েছিল কমলারাণীর মেলায় - সেই কি মানুষ ! কে কার ওপর পড়ে , কে কার মাথা খায় - কিচ্ছু ঠিক নাই । বাইসকোপেই মন মজে ছিল সলিমের মার ! সলিম পাশেই ছিল , এখনো স্পষ্ট মনে আছে সলিম ঠিক আঁচল ধরেই দাঁড়িয়ে ছিল - সময়ও বা আর কতক্ষণ হবে ? বড় জোড়
নতুন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বর্তমানে করাচীতে ডেপুটি হাইকমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন । ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বাংলাদেশে ডেপুটি হাইকমিশনার ছিলেন । ঢাকা থেকে তিনি যান ইরাকের বাগদাদে ব্রিটিশ হাইকমিশনে ।
শনিবার দুপুরে রুনা ও তার স্বামীর সঙ্গে কথা বলার সময়া কান্নাজড়িত কণ্ঠে বলেন , সর্বনাশা আগুনে আমাদের দু ' পরিবারের ১৫ জনকে নিয়ে গেছে । হারিয়েছি জন্মদাতা মাকে । তবে এক মাকে হারিয়ে শেখ হাসিনার মতো আরেক মমতাময়ী মাকে পেয়েছি । কিন্তু মায়ের আদর ও ভালোবাসা সেইভাবে পাইনি । চলতি বছর ৯ জুন রাজকীয়ভাবে মা আমাদের তিন বোনকে বিয়ে দিয়েছেন । বিয়ের পর এ পর্যন্ত মায়ের সঙ্গে দেখা কিংবা কথা বলার সুযোগ পাইনি । অনেক চেষ্টা করেও মায়ের কাছে যেতে পারিনি । রুনা আরও জানায় , পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করি । প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের তার কন্যার স্বীকৃতি দিয়ে গৌরবের অধিকারি করেছেন । এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে । মায়ের মন অনেক বড় । বিয়ের দিন আমাদের বিদায় করার সময় তিনি অঝোরে কেঁদেছেন । ওই সময় বুঝেছি নিজের জন্মদাতা মা হয়তো ওইভাবে কাঁদতেন না । তার সঙ্গে কথা না বললে কেউ বুঝতে পারবে না তিনি কতটা অসীম । তিন বোনের পরিকল্পনা ছিল রোজায় যে কোন এক দিন মায়ের সঙ্গে ইফতারী করবো ।
বড়ো বড়ো শান্ত চোখ ; ধীর গভীর চাহনি ; জলভরা নবমেঘের মতো নধর দেহ , স্নিগ্ধ শ্যামল ; সিঁথিতে সিঁদুরের অরুণরেখা ; শাড়ির কালো পাড়টি প্রশস্ত ; দুই হাতে মকরমুখো মোটা দুই বালা , সেই ভূষণের ভাষা প্রসাধনের ভাষা নয় , শুভসাধনের ভাষা ।
প্রশ্ন : তা হলে সভ্যতার ভবিষ্যৎ কী ? উত্তর : পুঁজিতন্ত্রের পতন ঘটবে , জ্ঞাত ধরনের বাইরে অন্যতর কোনো এক ধরনের কমিউনিজমের জন্ম হবে ।
তাড়াইল থানা বর্তমানে একটি উপজেলা , যা প্রতিষ্ঠিত হয় ১৯১৮ সালে । এতে ৭টি ইউনিয়ন পরিষদ , ৭৫টি মৌজা , ১০৪টি গ্রাম আছে ।
লেখক বলেছেন : তা হলে আমরা বলতে পারি , মেয়েদের উন্নতি তাদের নিজেদের হাতেই . . .
- - - - - - - - - - - - - - - খুঁজে পাওয়ার সুবিধার্থে পোস্টগুলোর শিরোনামে কিছু শব্দ যোগ করতে হবে ( মডারেটরগণ ) । যেমন : টিউটোরিয়াল পোস্টের আগে " টিউটোরিয়ালঃ " কথাটি যোগ করে দেবেন । অন্য পরামর্শ বিষয়ক পোস্টগুলোর পাশে " সমস্যা - সমাধানঃ " যোগ করা যেতে পারে । আর আমি উবুন্টু ব্যবহার করবো / করতে চাই / শুরু করলাম - এই ধরনের পোস্টগুলো এমনিই থাকবে ।
বদমাশ বলেছেন : আমি কই কি । ব্লগে পিন মারার মাধ্যমে শান্তি আনার চেষ্টা করায় শৈল্পিক ভাবনাকে নবেল দেয়া হোক ।
simanto লিখেছেন : যদি s + h = শ হয়ে থাকে তবে flash = ফ্লাশ কেন হবে না ? ? আপনি একটু কষ্ট করে অভ্র ব্যাবহার করে দেখেন ঠিক আছে কিনা ? ? s তে কি বলে ? আর sh তে কি বলে ? ধন্যবাদ
সেনাবাহিনী একটা দেশের সার্বভৌমত্বের গুরুত্বপূর্ন রক্ষাকবচ । যদিও তৃতীয়বিশ্বের অন্য অনেক দেশের মতো আমাদের সেনাবাহিনীও নানা সময়ে বিতর্কিত হয়েছে , বিশেষ করে কিছু সেনাঅফিসারের উচ্চভিলাষ আর বাড়াবাড়ি সেনাবাহিনীকে সাধারনের কাছে অনেক ক্ষেত্রেই অপ্রিয় করে তুলেছে এবং ক্ষেত্র বিশেযে ঘৃনার পাত্রও করেছে । কিন্তু তারপরও এরা আমাদেরই সেনাবাহিনী । ২৫শে ফেব্রুয়ারীর ভয়ংকর সেনাঅফিসার হত্যাকান্ড এই দেশের বেশিরভাগ মানুষকেই ব্যথিত করেছে । বিডিআর বিদ্রোহের নামে দেশের চৌকষ কিছু সেনাঅফিসারকে হত্যা সাধারন মানুষ মেনে নেয়নি এবং আজও মানুষ এটাকে আমাদের স্বাধীনতার উপর হায়নাদের একটা সুস্পস্ট থাবার চিহ্ন হিসাবে দেখে । আজও সেই হত্যাকান্ডের কারন আর সংশ্লিস্ট নানা ঘটনার অমিমাংসিত রহস্যগুলো মানুষের মনে ঘুরে ফেরে এই আশায় যে একদিন এই হত্যাকান্ডের সঠিক বিচার হবে । আজও সেই সেনাঅফিসারদের পরিবার ভারী হয়ে আছে শোকের পাথরে । আরাকটা ২৫শে ফেব্রুয়ারীর সামনে এসে তাই মানুষ আবারও স্মরণ করছে সেই হৃদয়বিদারক ঘটনার । অথচ সেইদিনের আগের রাতেই করা হয়েছে ভারতীয় নর্তক - নর্তকীদের ফুর্তির আয়োজন । কি লজ্জা ! ! নিন্দা জানানোর ভাষা নেই আমার ।
ক . ৫ হাজার টাকা পর্যন্ত = সর্বনিম্ন ১০০ / ০০ টাকা ।
ডাইভার্সিটি ভিসা প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে যে সব দেশের অভিবাসী কম সে সব দেশ থেকে প্রতি বছর ৫০ হাজার জনকে স্থায়ী অধিবাসী ভিসা দেওয়া হয় । এই প্রোগ্রামের আওতায় এ পর্যন্ত ৩৯ হাজার জন বাংলাদেশি যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছেন । যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড লটারিতে সারা বিশ্ব থেকে এবার রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ে । প্রতিবছর এ লটারিকে কেন্দ্র করে উন্নয়নশীল বিশ্বের দেশগুলোতে শুরু হয় এক ধরনের প্রতিযোগিতা । এ আয়োজন শুরু হওয়ার পর পরই ইন্টারনেটে ফরম পূরণের জন্য সাইবার ক্যাফেগুলোতে পড়ে যায় লম্বা লাইন ।
কলকাতা থেকে ফেব্র " য়ারী ২০০৮ - এ প্রকাশিত ভারতজ্যোতি রায় চৌধুরী লিখিত বীরভূমের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক আন্দোলন : সাতচল্লিশ থেকে সত্তর এবং আগে পরে ( পর্ব - ১ ) গ্রন্থটি আত্মজীবনীর আদলে লিখিত হলেও এটি হয়ে গেছে একটি রাজনৈতিক বিশ্লেষণধর্মী ইতিহাস । গ্রন্থটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পটভূমিতে লিখিত । কিন্তু লেখক বীরভূমির গন্ডির মধ্যে খুব কমই অবস্থান করেছেন । গ্রন্থের প্রথম পর্বে তিনি উপনিবেশিক ভারত জুড়েই বিচরণ করেছেন । প্রয়োজনে চলে . . .
ঢাকা , ১১ জুলাই ( দি - এডিটর ) : সরকার নারীনীতি করলেও নারীর অধিকার ক্ষুণ্ন করে চলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলাদল নেত্রী নাজমা কবির ও তার পরিবারের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত মহিলাদলের সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন ।
রাজভবনের ভেতরে ও আশপাশের রাস্তায় পুলিশবাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য রাখা হয় ।
কাহালুতে রেনু পোনা উৎপাদনকারী ও মাছ চাষি ব্যাপক লোকসানের মুখে
Rth ও Vth এর মান পাওয়ার পর নিচের মতো করে থেভেনিন - সমতুল্য সার্কিট আঁকতে হবে । মূল সার্কিটে টার্মিনাল A ও B এর মধ্যে কোন রোধক খুলে থাকলে সেটিকে এখানে পুনরায় যুক্ত করতে হবে ।
ভাবছি কয়েক দিন পর এমন হবে প্রজন্ম ফোরাম উপহার দেওয়ার জন্য কোডার ভাইকে প্রজন্ম নোবেল । রেডিও গুনগুন এর জন্য সামিউল ভাইকে প্রজন্ম নোবেল । আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক / আজাইরা প্যাঁচাল ) এর জন্য স্বপ্নীল ভাইকে প্রজন্ম নোবেল দেওয়া হবে । এর পরে আরও অনেক দেওয়া হবে আপনরা অপেক্ষায় থাকেন ।
বিজয় দিবস উপলক্ষ্যে ইটনা উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে গান পরিবেশন করছেন ইটনার সাইফুল ইসলাম ।
১০টা বেজে ২৩ মিনিটে গাগারীন খবর দিয়েছেন যে তাঁর উড়ান নির্বিঘ্নে ঘটছে , তাঁর ভালই লাগছে , সমস্ত যন্ত্র ব্যবস্থা সঠিক ভাবেই কাজ করছে . এর পরেই তাঁর রেকর্ডিং স্তব্ধ হয়ে যায় . আধ ঘন্টা পরে মহাকাশচারী সাফল্যের সঙ্গে মাটিতে নেমে আসেন .
ঢাকা , ২৭ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : সংসদের একমাত্র স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম বলেছেন , জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে । এ জন্য উচ্চ আদালতকে বিতর্কিত করা ঠিক হবে না । তিনি বলেন , উচ্চ আদালতকে আমরা সম্মান করি । তাই বলে সবকিছুতেই উচ্চ আদালতের কথা তুললে হবে না । আজ সোমবার জাতীয় সংসদে ২০১১ - ১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন । সংসদের কাছে বিচার বিভাগকে জবাবদিহিতা করার বিষয়টি সংবিধান সংশোধনের সময় এড়িয়ে যাওয়া হয়েছে অভিযোগ করে ফজলুল আজিম বলেন , উচ্চ আদালতকে আমরা এতো ভয় পাচ্ছি কেন ? সরকারের উদ্দেশে তিনি বলেন , উচ্চ আদালতের দোহাই দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিতর্ক করছি । কিন্তু এটা ঠিক হচ্ছে না । তিনি বলেন - ' সংবিধান সংশোধনের মধ্য দিয়ে অনেক বিতর্কিত বিষয় নতুন করে দেখা দিয়েছে । রাষ্ট্রধর্ম নিয়ে বিতর্ক দেখা দিয়েছে । কিন্তু এ দেশে আগে থেকেই ধর্মনিরপেক্ষতা বজায় রয়েছে । আগামীতেও থাকবে । এ সময় সরকারের উদ্দেশে ফজলুল আজিম প্রশ্ন রাখেন , জনগণ কী আপনাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন ও সংবিধান সংশোধনের জন্য কী আপনাদের নির্বাচিত করেছেন ? আমার তা মনে হয় না । ' সরকার বিরোধী দলকে আলোচনার জন্য সংসদে আসার আহবান জানাচ্ছে উল্লেখ করে তিনি বলেন , বিরোধী দলের সাথে আলোচনার জন্য সংসদে আসতে হবে কেন ? যেকোনো স্থানে বসেই কথা বলুন । তবে ' তাল গাছটা আমার ' এ নীতি অনুসরণ করলে হবে না । তিনি বলেন , সরকার ও বিরোধী দল উভয়ের নির্বাচনী ইশতেহারে সংসদকে কার্যকর করার কথা থাকলেও কেউ তা করেনি । ( শীর্ষ নিউজ ডটকম / এসকে / এইচএফ / সস / ১৯ . ৩২ঘ . )
রুমানা মনজুরের বিরুদ্ধে স্বামী হাসান সাঈদের তোলা ' বিয়ে - বহির্ভূত সম্পর্কে ' র দাবির প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি অব বৃটিশ কলাম্বিয়ায় তার পরিচিতজনরা । ওই বিশ্ববিদ্যালয়ে রুমানার পরিচিত ২০ জন শিক্ষার্থী এবং এক অধ্যাপক তার স্বামীর দাবির প্রতিবাদ . . . . বিস্তারিত পড়ুন »
আমার দরকারী সফটগুলো হতে হবে Ubuntu 10 . 10 x64 bit এর জন্য যত মেগাই হোক না কেন আমার সবকিছুর ফুল পারফরমেন্স দরকার , তাই সবথেকে ভাল প্যাকেজের ( যতই বড় হোক না কেন ) লিংক শেয়ার করবেন প্লিজ ( বোকার মত বললাম নাতে ? )
গুম , অপহরণ : সাদা পোশাকধারীদের হাতে আটক হওয়ার ঘটনা ঘটেছে আশঙ্কাজনকভাবে । আটক হওয়ার পর নিখোঁজ ৮ ব্যক্তির স্বজনরা এখনও জানেন না তাদের প্রিয়জনদের অবস্থা । র্যাব , পুলিশ , ডিবি গোয়েন্দা কার্যালয়ে খোঁজ নিয়েও তাদের সন্ধান পাননি । স্বরাষ্ট্র মন্ত্রণালয় , পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন পর্যায়ে ধরনা দেয়া এবং থানায় মামলা ও জিডি এবং আদালতের শরণাপন্ন হয়েও কাজ হয়নি । তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীও রহস্যজনক নীরব ছিল বলে পরিবারের অভিযোগ । এ অবস্থায় ভুক্তভোগী পরিবারগুলো চরম অসহায়ত্বের মধ্যে রয়েছে । ভুক্তভোগীরা বলেন , আদালত থেকে পুলিশ ও র্যাবকে বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের নির্দেশ দিয়েছে । কিন্তু এরপরও খুঁজে পাওয়া যাচ্ছে না অপহৃত ব্যক্তিদের । তারা বেঁচে আছে নাকি গুম করা হয়েছে এই নিয়ে চিন্তিত পরিবার । সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর অনেকরই লাশ উদ্ধার করা হয় । হত্যার পর লাশ গুম করার ঘটনা ঘটছে অহরহ । গত ২৫ জুন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের ৫৬নং ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম ইন্দিরা রোডের এক আত্মীয়ের বাসা থেকে প্রাইভেটকারে ধানমন্ডি যাওয়ার সময় সাদা পোশাকধারী ব্যক্তিদের হাতে আটক হন । গাড়ি থামিয়ে তাকে আটক করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে । চৌধুরী আলমের বড় ছেলে আবু সাইদ চৌধুরী হিমু গতকাল বলেন , ২৫ জুন তার বাবা নিখোঁজ হওয়ার পর থেকে প্রায় ৬ মাসেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি । ১৭ এপ্রিল বাড্ডা কুড়িল এলাকা থেকে র্যাব পরিচয়ে অজ্ঞাত কিছু লোক ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মিজানুর রহমান মিজান , নাজমুল হক মুরাদ ও ফোরকানকে অপহরণ করে নিয়ে যায় । পরে মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের পেছনে তুরাগ নদীর বালিতে তিনজনের লাশ উদ্দার করে পুলিশ । এর আগে বরিশালের মজনু খান , ঢাকার লাল বাবু ও জালাল , হাসিবুল হক জনি , ঠাকুরগাঁওয়ের আকবর আলী ও রিপন , গাজীপুরের সেলিম , গাইবান্ধার ব্যবসায়ী মিজানুর রহমান , ঝালকাঠির ব্যবসায়ী হুমায়ুন , যুবলীগ নেতা লিয়াকত , মাদারীপুরের আকবর আলী সরদারকে সাদা পোশাকে অপহরণের পর এখনও নিখোঁজ ।
বিভিন্নভাবে ওয়েবসাইট ব্লন্ধ বা ব্লক করা যায় । এব পদ্ধতিগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের মাধ্যমে ম্যানুয়ালী , ওয়েব ব্রাউজারের মাধ্যমে , নেটওয়ার্কের পোর্ট বন্ধ করে , রাউটারের মাধ্যমে , দেশের গেটওয়ের মাধ্যমে ইত্যাদি । আবার বন্ধ থাকা ওয়েব সাইট দেখা যায় বিভিন্ন প্রক্সি সাইটের মাধ্যমে , আইপি লুকায়ে , ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ইত্যাদির মাধ্যমে । তবে বন্ধ থাকা ওয়েব সাইট দেখার সবচেয়ে সহজ এবং নিশ্চিত পদ্ধতি হচ্ছে টর প্রজেক্টের টর ব্রাউজার । টর ব্রাউজার বহনযোগ্য বলে ইনস্টল না করে বা ফ্লাশ ডিক্স থেকে সরাসরি চালানো যায় । টর প্রজেক্টের ভিতরে মজিলা ফায়ারফক্সের বহনযোগ্য সংস্করণ থাকায় কম্পিউটারে ইনস্টল থাকা ব্রাউজার ব্যবহারের প্রয়োজন পরে না । ফ্রি , বহনযোগ্য টর ব্রাউজার www . torproject . org থেকে ডাউনলোড করা যাবে । টর ব্রাউজারটি ডাউনলোড করে আনজিপ করে Start Tor Browser চালু করলে Vidalia Control Panel টর সার্ভারের সাথে সংযোগ স্থাপন করবে এবং বহনযোগ্য মজিলা ফায়ারফক্সটি টর সক্রিয় অবস্থায় চালু হবে । এবং Congratulations . You are using Tor . ম্যাসজে সম্বলিত টর প্রজেক্টের চেক পেজ আসবে । এমতবস্থায় এই বহনযোগ্য মজিলা ফায়ারফক্সের মাধ্যমে যেকোন বন্ধ বা ব্লক থাকা ওয়েবসাইট ব্রাউজ করা যাবে ।
সময়২৪ : আগামী সপ্তাহে হোয়াইটচ্যাপেলের আইডিয়া স্টোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাপ্পুচিনো ইভেন্ট । ১৪ জুলাই বৃহস্পতিবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বাবা মা এবং কেয়ারারদের জন্য এই বিশেষ কর্মসূচী গ্রহন করা হয়েছে । এখানে বাবা মা এবং কেয়ারার জানতে পারবেন কিভাবে ন্যাপিজ ব্যবহার করতে হয় । এ সম্পর্কে বাবা মা ' রা ন্যাপিজের সঠিক ব্যবহার সম্পর্কে পরামর্শ গ্রহন করতে পারবেন । যারা ন্যাপিজ ব্যবহার করছেন সে সব বাবা মা ' দের সঙ্গেও দেখা সাক্ষাত এবং অভিজ্ঞতা আদান প্রদানের এটি একটি চমৎকার সুযোগ বলেও কাউন্সিল কর্তৃপক্ষ মনে করছেন ।
প্রজাপতি বলেছেন : জি হালিমদা , কবে লিখব জানি না , তবে একটু বড় হবে , ধন্যবাদ ।
ওস্তাদ বায়ে পেলাষ্টিক বলেছেন : ভাই লিখতে পারলেই হয় । বড় লেখক হওয়ার দরকার নাই ।
গোটা দশেক লোক হাতে হাজার টাকার নোট পকেটে পুরে এসে দাড়ালো ব্যানার হাতে । বিশ্ব মানবাধিকারের জন্য হুমকি স্বরূপ ' র্যাব ' তখন অন দ্যা স্পট । স্টিফেন ইভান্সের তত্বের যথাযথ প্রয়োগ দেখা গেল প্রেসক্লাবের সামনেও । হিউম্যান রাইটসের উল্লেখিত র্যাবের বিরুদ্ধে গাদা গাদা অভিযোগের অঙ্গুলির প্রতি সম্মান প্রদর্শন করে ব্রিটেনে ' বিশেষ মানবাধিকার রক্ষা ' প্রশিক্ষনপ্রাপ্ত ' মানবাধিকার হরণকারী ' কালো পোশাকধারীরা গুলি নিক্ষেপ করে সেই বিপ্লবী ব্যানার হাতে দাড়ানো দশজনের দিকে । মূল সংবাদ পাওয়া যাবে বরাবরের মতো প্রলাপ চালুতে - বড় করে দেখতে - [ লিংক ]
অনেকদিন পর কোন একটা বড় অনুষ্ঠানে যাবে , এ নিয়ে অহনা মানসিকভাবে খুব উত্তেজিত । দিদির সাথে কি পড়ে যাবে প্রবাসীতে , কিভাবে সাজবে তা নিয়ে আলোচনা করে সেভাবে সে প্রস্তূত হল । লম্বা প্রতীক্ষার পর এলো সেদিন । অনেক লোকজনে গমগম করা হলে তারা ঢুকল । দেশ ছেড়ে আসার পর এ প্রথম প্রায় দেড়শ বাঙ্গালীর সমাগমে ভর্তি কোন জায়গায় অহনা পা রাখল । সুন্দর শাড়ি , সুবেশী সাজগোজ , চুড়ি গয়নার টুংটাং , হাসি উচ্ছাস এ পরিবেশে মুহূর্তেই মন ভাল হয়ে গেলো তার । অনেকের সাথে টুকটাক আলাপ হল । বাংলাদেশি কোলকাতা দুজায়গার বাঙ্গালীরাই আছেন । তবে কোলকাতার বাঙ্গালীর সংখ্যাই সেখানে বেশি । কিছু বাংলাদেশি পরিবারের সাথে আলাপ হলো । কিন্তু আন্তরিকতা বেশি পেলো কোলকাতার লোকদের কাছ থেকেই । বয়সে কাছাকাছি হওয়ার কারণেও হয়তো বন্ধুত্ব জমে উঠলো তাদের সাথে বেশি । সুন্দর অনুষ্ঠান দেখে , ভালো খাবার পেট পুরে খেয়ে অত্যন্ত আনন্দ চিত্তে বাড়ি ফিরলো তারা । তার কিছুদিন পর থেকেই " প্রবাসী " তে পরিচয় হওয়া বন্ধুদের কাছ থেকে নিমন্ত্রন পেতে লাগলো । নিমন্ত্রনের সুবাদে এ শহর ও শহর ঘোরা হতে লাগলো । নতুন মানুষদের সাথে চিন্তা ভাবনার আদান প্রদান হতে অনেক নতুন জিজ্ঞাসা মনে জন্ম নিতে লাগলো তার । বাংলাদেশ ও কোলকাতাকে অনেকেই এপার বাংলা ওপার বাংলা বলেন বটে , কিন্তু মুখের ভাষা হতে আরম্ভ করে আমাদের দৈন্দদিন জীবন ধারণে যে কতোটা অমিল তা প্রকটভাবে অহনার চোখে ধরা পড়তে লাগলো ।
বাবা অনেক ডানপিঠে ছিলেন ছোটবেলা থেকেই । সেজন্যে নাকি অনেক মার খেতেন । এটা শুনলে বাবার টীচারদের ওপর , দাদা - চাচাদের ওপর রাগ লাগে , কেনো আমার বাবাকে তারা মেরেছেন ? তবে তার এই ডানপিঠেপনা বহুদিন চালু ছিল । একবার ঈদের সময় বাবার জাহাজের শিডিউল ছিল । পুলিশ অন্যকারো কাছ থেকে পয়সা খেয়ে শিডিউল পরিবর্তন করে দিয়েছিলো । বাবা তাতে খুব রেগে গেলেন । তিনি কাগজ দেখালেন , তার শিডিউল , টিকেট বিক্রি হয়েছে তার জাহাজই যাবে । এই নিয়ে রাগারাগির এক মূহুর্তে তিনি পুলিশ অফিসারকে ঘাড় ধাক্কা দিয়ে জাহাজের ডেক থেকে পানিতে ফেলে দেন । ফেলে দিয়ে ঘাট থেকে যাত্রীসহ জাহাজ ছাড়িয়ে নিয়ে তিনি চলে যান । পরে তার খেয়াল হয় পুলিশ নিশ্চয় এতোক্ষণে সব জায়গায় খবর দিয়ে দিয়েছে , তাকে হয়তো অন্যঘাটে ধরতে পারে । তিনি জাহাজে তার কর্মচারী সবাইকে করণীয় বুঝিয়ে দিয়ে মাঝ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে অন্যদিকে চলে যান । একবার সুন্দরবন থেকে রয়েল বেংগল টাইগারের ছোট একটা বাচ্চা নিয়ে এসেছিলেন পুষবেন বলে । স্বাধীনতার পর পর যখন সবে তিনি খেটেখুটে তার ব্যবসাকে আলোর মুখ দেখাচ্ছেন , ডাকাতের জ্বালায় নাকি তখন রাতের দিকে জাহাজ চালানো দায় হয়ে পড়ে । তিনি নিজে ছোট আর একটা লঞ্চ রেডি করেছিলেন , জাহাজের পাশে পাশে যেতেন ডাকাত ধরবেন বলে । এগুলোর কিছুই আমার স্মৃতিতে নেই । এ গল্পগুলো আমাদের পরিচিত মহলে বাবাকে নিয়ে এতোবার আলোচিত হত যে শুনে শুনেই আমি জানি , মনে হয় আমি যেন দেখেছি সব ।
ডেবিয়ান , সব সময় আমার পছন্দের ডিস্ট্রো সার্ভারের জন্য । রক সলিড ও কম রিসোর্সে হাই পারফরমেন্স ডেবিয়ানের অন্যতম বৈশিষ্ট্য । তবে খারাপ দিক হল এর স্টেবল রিপোসিটারিতে সফটওয়ারগুলা অনেক পুরাতন । আনস্টেবল রিপোসিটারি ব্যবহার করলে নতুন সফটওয়ার পাওয়া গেলেও সিস্টেম আনস্টেবল হয়ে যায় । ব্যাকপোর্ট রিপো ব্যবহার করলে পরিস্থিতির একটু উন্নতি হলেও সেটা আমাকে পুরাপুরি সন্তুষ্ট করতে পারে না । কিন্তু লিনাক্স মানেই স্বাধীনতা , মুক্ত আহ্বান । কাজেই থেমে থাকার সুযোগ নেই । সোর্স কোড কম্পাইল করে লেটেস্ট সবকিছু ইন্সটল করা যায় একটু কষ্ট করেই ।
হ - বাংলা নিউজ : লস অ্যাঞ্জেলেস থেকে : যুক্তরাষ্ট্র থেকে ইন্টারনেটভিত্তিক বাংলা অনলাইন টেলিভিশন চ্যানেল ' বিডিদেশ ' - এর সম্প্রচার শুরু হয়েছে । গত রবিবার যুক্তরাষ্ট্রের টেঙ্াসের অস্টিনে আনুষ্ঠানিকভাবে এই চ্যানেলের উদ্বোধন করেন তথ্য এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ । এ চ্যানেলে বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষি মানুষের জন্য অনুষ্ঠান সম্প্রচার করা হবে ।
নিশ্চয় যারা গোপন করে যে কিতাব আল্লাহ নাযিল করেছেন এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে , তারা শুধু আগুনই তাদের উদরে পুরে । আর আল্লাহ কিয়ামতের দিনে তাদের সাথে কথা বলবেন না , তাদেরকে পরিশুদ্ধ করবেন না । আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব ।
- ঘনিষ্ট কাউকে কম্পিউটার সম্পর্কে পরিচিত করতে চাচ্ছেন
গত ৭ জুন গাড়িতে মাদক রাখার অপরাধে একটি মিনিবাস থেকে সিরাজ নামের এক সুপারভাইজারকে গ্রেফতার করে র্যাব - ১২ । র্যাবের ডিএডি শফিকুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন । তার নিঃশর্ত মুক্তি ও তাকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে এ লাগাতার কর্মসূচি পালন করছে মেহেরপুর শ্রমিক ইউনিয়ন ।
একারণেই তিনি মোজাইক মাধ্যমে বিভিন্ন মুরাল করেছেন , বাংলাদেশের ব্যাংক , সেন্ট্রাল ব্যাংক অফ পাকিস্তান এর সামনে তাঁর তৈরী কাজ আছে ।
ম্যাক্সিমাস এম২৯ আই ১ . ৮ ' ' ৬৫কে কালার ডিসপ্লে , ৪ গিগাবাইট মাইক্রোএসডি সাপোর্ট , এমপিথ্রি / ভিডিও প্লেয়ার , ভিজিএ ভিডিও ক্যামেরা , এফএম রেডিও , ডুয়েল সিম , টর্চ লাইট , ১ মাস স্ট্যান্ডবাই টাইম দামঃ ২৪০০ টাকা
পোস্ট করা হয়েছে : রবি এপ্রিল ২৫ , ২০১০ ৫ : ৩৯ অপরাহ্ন
সাইফ সাউথ আফ্রিকার আর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুইটা খেলার পরিস্থিতি ছিল সম্পূর্ন ভিন্ন । এক নাম্বার সাউথ আফ্রিকার এবার ভাল ফর্ম ছিল না এবং যেদিন তারা পাকিস্তান এর সাথে হারছে সেদিন তাদের আজমলের ওভারের আগেই ৮ উইকেট পড়ে গিয়েছিল । যার ফলে বোলারদের রান চেক দেওয়া কোনো বড় ব্যাপার না । কিন্তু গতকাল মাইক হাসি ক্রিজে থাকা সত্তেও শেষ ওভার আজমল এর মত স্পিন বোলার কে দেওয়া উচিত হয় নি । হয়ত আফ্রিদি কখনও মাইক হাসির খেলা দেখে নি । অস্ট্রেলিয়ার অন্যতম ব্যাটসম্যান যে স্পিন বলে খুব ভাল । কিন্তু এই জায়গায় যদি ডেভিড ওয়ার্নার থাকত তাহলে ঘটনা অন্য হত ।
কুষ্টিয়ায় কৃষক খুন : কুষ্টিয়া সদর উপজেলা পল্লীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছে সাজাহান ( ৫৫ ) নামের কৃষককে । গতকাল সকালে এ ঘটনা ঘটে । পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে , সাজাহান সকাল ৮টায় সদর উপজেলার আলামপুর ইউনিয়নের শিমুলিয়া মাঠে নিজ জমি দেখাশোনা করার জন্য গেলে প্রতিপক্ষের স্থানীয় জলিল মেম্বার , মতলেব , মাসুদ , অহিদ , আব্বাস , সফিসহ ১০ / ১৫ জন তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে । পরিবারের লোকজন গুরুতর আহতাবস্থায় সাজাহানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন । উল্লেখ্য , জলিল মেম্বারের সঙ্গে নিহত সাজাহানের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল । এ খুনের ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি ।
একনজরে আমার প্রথম ইন্টারনেট অভিজ্ঞতাঃ ১ . ওএসঃ উইন্ডোজ এক্সপি ২ . ব্রাউজারঃ ইন্টারনেট এক্সপ্লোরার ৬ . ০ ৩ . কানেকশন টাইপঃ ব্রডব্যান্ড / ক্যাবল । ৪ . কানেকশন স্পিডঃ ৬৪ কেবিপিএস
রুবীর মৃত্যুর আগের দিন এলাকাবাসী কি দেখেছেন ? তাদের না জানা কথাগুলো কি ছিল এমন প্রশ্নের উত্তরে নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসীরা বলেন , ঘটনার আগের দিন বৃহস্পতিবার রুবি বেগম পাশের বাড়ীর রিপার মার কাছে ঘরের চাবি রেখে কোলের শিশু জনিকে নিয়ে বাবার বাড়ী গোপীনগর যায় , যেখান থেকে ( রুবি সম্পর্কীয় চাচা ) মহসিন এর কাছ থেকে পাচঁশ টাকা নিয়ে কোলের শিশু জনিকে কমলগঞ্জ ডাক্তার দেখিয়ে রাত সাতটায় বাড়ী চলে আসা পর্যন্ত প্রত্যক্ষদর্শীরা জানান । তার পর রুবির সেই চিরচেনা তাজা মুখ অদৃশ্য হয়ে যায় । এব্যাপারে স্থানীয়দের ধারনা বাড়ী ফেরার সময় ওৎ পেতে থাকা ঘাতকরা কোলের শিশু সহ তাকে নিরাপদ স্থানে সড়িয়ে নিয়ে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে রুবিকে হত্যা করে ঘটনা চাপা দিতে লাশের মুখে বিষ ঢেলে নদীর পাড়ে রেখে দেয় । সেই রুবীর পূর্ণঙ্গ দৃশ্যের অবতারণা হয় পরদিন লাঘাটা নদীর পাড়ে ।
হাসেঁপারা , মুরগীপারা , মেশিনেপারা ডিম দেখলাম , চায়নারা কবে যে মানুষে পারা ডিম আবিষ্কার করে আল্লাহই মালুম
আমি এখানে নতুন ব্লগার । কিভাবে পোস্ট করবো একটু জানালে খুশী হতাম । আমি লেখার কোন অপশনই খুঁজে পাচ্ছি না । একটু কি জানাবেন দয়া করে ?
- স্যার আমি তো গ্রামে । ১০ তারিখে আসব ঢাকায় । ( যদিও ঢাকাতেই ছিলাম )
অর্ণব আর্ক বলেছেন : লাভ নাইক্যা । বাদ দেও । খেলুম না ।
সৌদিআরবেরজেদ্দায় হারেজ সানাইয়া বিএনপি আঞ্চলিক শাখার উদ্যোগে ঢাকা গাজিপুরের কালিগঞ্জেআওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসী কতৃক যুবদলের নেতাদের হত্যা করে নদীতেভাসিয়ে দেয়ার প্রতিবাদে প্রতিবাদ সভায়
একটা ভোট দেয়া যায় । এবং সত্যিই সেই তাহেরের অপেক্ষায় ।
লেখক বলেছেন : ও হ্যাঁ , ম্যাঠাম লেখার মাধ্যমে আমি বানান ভুলের সূচনা করলাম
ওত্বে অলীদ কৃত্রিম বসন পরিত্যাগ করিলেন । কারুকার্যখচিত সৈন্যাধ্যক্ষের বেশ - দোলায়মান অসি বাহির হইল । সভাস্থ সকলে স্থির চক্ষে অলীদের আপাদমস্তকে দৃষ্টিপাত করিতে লাগিলেন ।
হাওয়ায় চড়ে কোথায় যাবে মেঘ ধানের চারা দেয় ইশারা বৃষ্টি তাতে দেয় যে সাড়া মেঘ ছোটালো তাই কি হাওয়ার বেগ
ভারতের সাবেক ক্রিকেটার সন্দীপ পাতিলও একসময় বলিউডে অভিনয় করেন । পুনম ধীলনের বিপরীতে ' কাভি আজনাবি থা ' ছবিটিই রূপালী পর্দায় তার একমাত্র অভিজ্ঞতা । এছাড়া সাবেক উইকেট কিপার সৈয়দ কিরমানীকেও একসময় বলিউডের ছবিতে দেখা গিয়েছিল । তবে এই সময়ের সবচেয়ে সাড়া জাগানো বিষয় হলো , বিশ্ব ক্রিকেটের নামিদামি ক্রিকেটারও বলিউডে আসছেন । একসময় ব্রায়ান লারা ও শেন ওয়ার্নের অভিনয় করার কথা ছিল ছবিতে ।
্ক০০ চোখে কেমিক্যাল পড়লে সাথে সাথে চোখে বেশী করে পানি দিয়ে অনেকসময় ধরে ধুয়ে ফেলতে হবে । তারপর দেরী না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে ।
শিক্ষার হার , ভতির্র হার বৃদ্ধি পাচ্ছে পাসের হার বাড়ছে । প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ২৩ কোটি ২২ লক্ষ বই বিনা পয়সায় বিতরণ করা হচ্ছে ।
l একশো দিনের কাজে মহিলা অংশগ্রহণ ২০০৮ - ০৯ সালে ছিলো ২৬ . ৫ % । ২০০৯ - ১০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ . ৪২ % ।
লেখক বলেছেন : কবিকে অনেক দিন পরে দেখলাম । ভাল ছিলেন আশা করি । ভাল লেগেছে জেনে ভাল লাগল ।
অন্য এক হাদীসে নবী করিম ( স . ) একজন মুসলিমকে অপর মুসলিমের আয়না হিসাবে আখ্যায়িত করেছেন এবং অত্যন্ত হূদ্যতার সাথে পরস্পরকে সংশোধনের জন্য উত্সাহিত করেছেন । হুজুর ( স . ) ফরমান -
প্রশ্ন : ওয়েস্ট ইন্ডিজ কি ভাল বোলিং করল , নাকি আপনারাই বাজে ব্যাটিং করলেন ? শাকিব : আসলে দুটোই এক সঙ্গে ঘটেছে । তবে ব্যাটিংকেই দোষ দেব আমি । দেশের মাটিতে এ রকম বাজে খেলা কোনভাবে উচিত হয়নি । প্রশ্ন : ব্যাটসম্যানদের মধ্যে কি কোন আতঙ্ক কাজ করছিল ? শাকিব : আমি ঠিক জানি না । সব ম্যাচে খেলতে গেলেই চাপ থাকে । আমরা জানি
এর আগে পুরনো ঢাকার কোতোয়ালি এলাকায় পুলিশের গুলিতে আহত হয় কালু মিয়া নামে এক যুবক । পুলিশ জানায় , কালু মিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী । স্থানীয়রা বলেছিলেন , কালুকে আটকের পর চোখ বেঁধে তাতীবাজার প্রসন্ন পোদ্দার লেনের একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে বাঁ পায়ে দু ' রাউন্ড গুলি করে পুলিশ । কালুর আত্মীয় - স্বজনরা পুলিশের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেন । একই বছর ১৯ জুলাই মিরপুরে পুলিশের গুলিতে শ্রমিক নেতা রফিকুল ইসলাম রুমীর মৃত্যু হয় । এ ঘটনায় তার সহযোগী জহিরুল আলমও গুলিবিদ্ধ হয় । পুলিশ জানায় , রুমি ডাকাত ছিল । অপরদিকে আত্মীয় - স্বজনের দাবি রুমি ডাকাত কিংবা অপরাধী ছিল না । সেদিন পুলিশের সঙ্গে গোলাগুলিও হয়নি । রুমিকে পুলিশ গুলি করে হত্যা করেছে । স্বজনরা আরও জানান , রুমি বিমানবাহিনীর সাবেক সার্জেন্ট ছিল । সায়েদবাদ - ক্যান্টনমেন্ট সড়কের শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জিয়া বিমানবন্দর থানা মুক্তিযোদ্ধা সংসদ ক্লাবের সভাপতি ছিল সে । এর আগে বিয়ের আসর থেকে ফেরার পথে নৃত্য শিল্পীসহ চারজনকে ছিনতাইকারী সন্দেহে গ্রেফতার করে গুলি করে মোহাম্মদপুর থানা পুলিশ । এ ছাড়াও ছিনতাইকারী সন্দেহে পুলিশ , র্যাব ও ডিবি সদস্যদের গুলিতে আরও বহু মানুষ আহত হয়েছে । এর মধ্যে রয়েছে পল্লবীতে রুবেল , আমিনুল ইসলাম , কাকলীতে মকবুল হোসেন , হাফিজুর রহমান , বনানীতে আনোয়ার হোসেন , আদাবরে মোবারক হোসেন , হীরা , তেজগাঁওয়ে জাহাঙ্গীর হোসেন , উজ্জ্বল , সূত্রাপুরে সেলিম , মোহাম্মদপুরে সবুজ মিয়া ও সেলিম ।
বিগত জোট সরকার , তত্তাবদায়ক সরকার , বত ` মান সরকার সহ এ পয ` ন্ত দশ টাক অশ্র্ , জংগী ও বত ` মান সেনা বিদ্র্হ এই সব বিষয় গুলির তদন্ত হেচ্ছে বিচার হেচ্ছে কিন্তু এসব গটনার আসল হোতা কারা , এদের মধদ দাতা করা , টাকার উৎস কোথা থেকে আসে তাকি কখনও উদ্ধঘাটিত হেবনা , জনগণ কি জানতে পারেবনা এটাই আমার প্রশ্ন জাতির নিকট ।
লেখক বলেছেন : কেন , কেন ? আমি কিন্তু সেদিন নিজে থেকে তোমার নামে একটা স্তুতি বাক্যও বলি নাই । সব বলছিল অন্যরা , পিটাইলে জনগণকে ধরে মারো আবির দাড়ি কাটুক , তারপর আরেকবার ওকে দেখতে হবে । সেটা হবে ওর চতুর্থ সত্ত্বা
আপনার কম্পিউটারে যদি এই প্রথম ইউনিকোড বাংলা ব্যবহার করে থাকেন , তবে বাংলা সেটিংস পেইজ অনুসরন করে আপনার কম্পিউটারটি বাংলার জন্য উপযোগী করে নিন ।
আমি কিন্তু তথ্যসুত্রে উল্লেখ করেছি যে লেখাটা বিভিন্ন আর্টিকেল থেকে নেয়া । মৌলিক বলে দাবী করিনি ।
জৈবিক কারণ বিশেষজ্ঞরা বিশ্বাস করেন , কিছুসংখ্যক জৈবিক বা শারীরিক কারণে দ্রুত বীর্যপাত ঘটতে পারে । এসব কারণের মধ্যে রয়েছে
শৈশব - কৈশরের স্মৃতিবিজড়িত নদীর প্রতি মাইকেলের বিশেষ আকর্ষণের খবর আমরা পাই তাঁর " কপোতাক্ষ নদ " কবিতায় | তাঁর জন্মস্থান বাংলাদেশ আজ যখন নদীর বাঁচা - না - বাঁচা জটিলতায় আক্রান্ত , তখন তাঁর নদীর প্রতি মমতার কথা আমাদেরকে নতুন করে চিন্তার দরোজায় পৌঁছে দেয় | আজ কেবল মনে হতে পারে , তবে কি মধুসূদনের ভাবনার অতলে অনাগত দিনের নদীর কান্না লুকিয়ে ছিল ? তিনি কি টের পেয়েছিলেন তাঁর দেশের নদীর ভবিষ্যৎ অসহায়তা ? প্রবাসজীবনের যাতনা আর দেশমাতাকে ভালোবাসার অনন্য উদাহরণ তাঁর " কপোতাক্ষ নদ " কবিতাটি :
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ইতামার ফ্রাঙ্কো সাও পাওলোতে মারা গেছেন । তিনি দীর্ঘদিন ধরে লিউকেমিয়ায় ভুগছিলেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর । ফ্রাঙ্কো ১৯৯২ সালের অক্টোবরে ভাইস - প্রেসিডেন্টের পদ থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান । তৎকালীন প্রেসিডেন্ট ফার্নান্দো কলোর দ্য মেলো ইমপিচমেন্টের মুখোমুখি হওয়ার কারণে ফ্রাঙ্কোকে প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয় । ১৯৯৫ সালের জানুয়ারি পর্যন্ত তিনি প্রেসিডেন্ট পদে বহাল থাকেন বলে বিবিসি জানায় । ১৯৯০ সালে মেলোর রানিংমেট হিসেবে ফ্রাঙ্কো ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন । ফ্রাঙ্কোকে ব্রাজিলের ইতিহাসে অন্যতম সফল প্রেসিডেন্ট বলে মনে করা হয় ।
প্রথমতঃ নূহের নৌকা কত বড় ছিল ? ঐতিহাসিক এবং বৈজ্ঞানিক পর্যলোচনা থেকে পাওয়া যায় নূহের নৌকার দৈর্ঘ্য ছিল ৩০০ কিউবিট ( ১ কিউবিট = ২২ ইঞ্চি ) অর্থাৎ ৫৫০ ফুট ( ১৬৫ মিটার ) এবং প্রস্থ ছিল ৩০ কিউবিট অর্থাৎ ৫৫ ফুট ( ১৬ . ৫ মিটার ) । [ সম্প্রতি বিজ্ঞানীরা নূহের নৌকার নমুনা পেয়েছেন তুর্কীস্থানের জুদী বা আরারাত পর্বতের পাদদেশে । ]
আমরা স্বাধীন বাংলাদেশের নাগরীক । আমাদের মাতৃভাষা ও রাষ্ট্রীয় সাংবিধানিক ভাষা বাংলা , শুধু কী তাই ? এই দীর্ঘ আত্ম ত্যাগের ধারবাহিকতায় ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩১তম সম্মেলনে ২১শে ফেব্র " য়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত ঘোষণা করা হয় । ইউনেস্কোর সাধারণ অধিবেশনে বাংলাদেশের উপস্থাপিত এই প্রস্তাবটি ( ২১শে ফেব্র " য়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব ) আরও ২৭টি দেশের সমর্থনসহ পেশ করা হয় । প্রস্তাব সমর্থনকারী দেশসমূহের তালিকায় পাকিস্তানের নামও অন্তর্ভুক্ত ছিল । যে পাকিস্তানের বর্বর শাসক গোষ্ঠী মেশিনগানের গুলীর মুখে আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নিতে চেয়েছিল , তারাই এখন ২১শে ফেব্র " য়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে । শুধু কি তাই ? সৌদি আরবও এই ইস্যুতে সায় দিয়েছে । প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে সংস্থার সাধারণ অধিবেশনে বলা হয় , ১৯৫২ সালের একুশে ফেব্র " য়ারী বাংলাদেশে মাতৃভাষার জন্য অভূতপূর্ব আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ সে দিন যারা প্রাণ উৎসর্গ করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার প্রস্তাব করা হচ্ছে । ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের যৌক্তিকতা ব্যাখ্যা করে বলেছে , ' সাংস্কৃতিক ঐতিহ্য সংরণে ভাষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার । মাতৃভাষার প্রচলন কেবল ভাষাগত বৈচিত্র্য বহুভাষা ভিত্তিক শিাকেই উৎসাহিত করবে না তা ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্যের উন্নয়ন ও অনুধাবনের েেত্র অবদান রাখবে । পারস্পরিক বুঝাপড়া , সহনশীলতা ও সংলাপের ওপর ভিত্তি করে বিশ্বসংহতি আরো জোরদার করবে । ' ভাষা শহীদানের রক্তের বিনিময়ে বিশ্বের দরবারে বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করলেও নিজ দেশে এখনো স্বমহিমায় প্রতিষ্ঠিত হতে পারেনি বাংলাভাষা । সকল ক্ষেত্রে আমরা বাংলাকে তার যথাযথ মর্যাদা ও সম্মান দিতে পারেনি । স্বাধীনতার চল্লিশ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের উচ্চ আদালতে এখনো বাংলা চর্চার দুর্ভিক্ষ চলছে । বাংলাকে আমরা স্বরণ করছি অন্য ভাষায় । ইংরেজী ফেব্রুয়ারী মাস এলেই আমাদের মনে হয়ে যায় বাংলার কথা ! নেতা নেত্রীরা তখন বাংলা প্রেমে মত্ত হয়ে যান । একশ্রেণীর তরুণ - তরুণী বাংলার প্রেমে উন্মাদ হয়ে সব কিছু ভুলে গিয়ে হয়ে যান পাক্কা ইন্ডিয়ান অথবা ইউরোপিয়ান । ' ফ্রেন্ড , ড্যাডি , অ্যাংক্যাল ' ইত্যাদি শব্দের সিডরে বাংলা শব্দ গুলো হারিয়ে যাওয়ার উপক্রম । একেই বলে বাহিরে ফিটফাট ভেতরে সদর ঘাট । সরকারী বেসরকারী অনেক প্রতিষ্ঠান আধুনিকতার জোয়ারে ভেসে তাদের কথা - বাতা থেকে শুরু করে বিলবোর্ড - সাইন বোর্ড থেকে এখন বাংলাকে বির্সজন দিতে চলেছেন । গ্রামের সাধারন লোক জন শহর - বন্দরে এসে অনায়াসে সকল অফিসে যেতে পারেন না , ব্যাংকে টাকা জমা দিতে তাদের জন্য অনেক সময় সমস্যা হয় , কারণ ইংরেজিতে কী লেখা সেটা সাধারন মানুষের বোধগম্য নয় । যে ভাষার জন্য আমাদের দামাল ছেলেরা এতো আত্মত্যাগ স্বীকার করলো । সে ভাষার দিবসটিকে আমরা মর্যাদা দিয়েছি অন্য একটি ভাষার তারিখে । ৮ই ফাল্গুনের পরিবর্তে ২১শে ফেব্র " য়ারীতে ফাল্গুনকে স্বরণ করছি । এটা কি লজ্জাজনক নয় ? ২১শের প্রাধান্য সর্বত্র , সর্বদা সর্বগামী যার ফলে আমরা বাংলা তারিখটা ঠিক মনে রাখতে পারছি না । তাছাড়া দাফতরিক কাজকর্মে বাংলা তারিখের তেমন বালাই নেই । অথচ সরকারী নির্দেশে আছে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার করতে হবে । অবশ্যই সেই নির্দেশ প্রধানত বেশী করে শোনা যায় ভাষা আন্দোলনের মাসে ' ফেব্র " য়ারীতে ' ফাল্গুনে নয় । সংগীতে এক সময় ২১ ফেব্র " য়ারি ৮ ফাল্গুন নিয়ে প্রচণ্ড ধাক্কাধাক্কি হয় বটে কিন্তু শেষ পর্যন্ত ৮ ফাল্গুনকে তেমনভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়ে ওঠেনি । যদিও বিভিন্ন গানের ভেতর দিয়ে ৮ ফাল্গুনের প্রাধান্য বিস্তারে নিয়োজিত হয়েছিলেন । কবি - গীতিকারদের কেউ কেউ । প্রবীণ গীতিকবি আনিসুল হক চৌধুরী লিখেছিলেন , ' হায়রে আমার প্রিয় বাংলা ভাষার তারিখ আটই ফাল্গুন , আজো দেখি চোখে তোমার বুকে ঝরে রক্তের লাল খুন . . . . . । আবু হেনা মোস্তফা কামালের গানে , ' আজে ফাল্গুনে শুনি সেই গান , কাঁপে একতারা বাউলের প্রাণ , উদাস ভ্রমণ শোনায় সে সুর আমের মঞ্জুরিকে লাল পলাশের পল্লব দিল নতুন কবিতা লিখে ' - কিংবা আব্দুল লতিফের গীতিকাব্যে পাওয়া যায় , আইলে ফাল্গুন দুঃখের আগুন আমার বুকে জ্বলেরে , কান্দিলে নেভে না আগুন দুই নয়নের জ্বলেরে . . . . . . । এমন আরো বহু দৃষ্টান্ত দিয়ে ২১ ফেব্র " য়ারির সঙ্গে ৮ ফাল্গুন কিংবা ফেব্র " য়ারি মাসের সঙ্গে ফাল্গুনের দ্বন্দ্ব কবিতা - গানে প্রকাশ করা সম্ভব হলেও সব ছাপিয়ে কালোত্তীর্ণ হয়ে যায় আ . গা . চৌ ' র লেখা গান , আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্র " য়ারি . . . . . . । ২১ ফেব্র " য়ারিকে প্রাধান্য দিতে গিয়ে গঙ্গায় বিলীন হয়েছে ৮ ফাল্গুন । অথচ ওই তারিখটা প্রাধান্য পেলে বিশ্ব দরবারে আমাদের বাংলা ভাষা আন্দোলনের বীরত্বগাথা যেভাবে মর্যাদা রয়েছে ঠিক বীর বাঙালির বাংলা তারিখও হতে পারত সুপ্রতিষ্ঠিত , উন্মেষ ঘটত বাংলা প্রীতির , শুভ সূচনা হতো নবদিগন্তের । যাই হোক , এমন বাকবিতন্ডা , কিংবা দুঃখ ােভ - যন্ত্রণা সত্ত্বেও সবচেয়ে বড় অর্জন আমাদের বাংলা ভাষার আন্তর্জাতিক বলয়ের প্রোপটে ১৯৫২ সালের ২১ ফেব্র " য়ারির পাশাপাশি বাংলা ১৩৪৫ সনের ৮ ফাল্গুনকে যুক্ত করার এখনো অবকাশ রয়েছে । বিষয়টি নিয়ে ভাবা যেতে পারে । একই সঙ্গে আমাদের জীবনের সর্বস্তরে বাংলা ভাষার , বাংলা সন , তারিখের ব্যাপক প্রচলন করার প্রয়োজন অনিবার্য হয়ে পড়েছে । তবে এর অর্থ এই নয় যে , আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মে ইংরেজি ভাষাকে বর্জন করব , বরং আমরা চাইব ইংরেজি ভাষা ও প্রিয় মাতৃভাষার মধ্যে একটা সমতা ও ভারসাম্য রা করা জরুরি ।
গতকাল বানারীপাড়া উপজেলা কৃষক লীগের সম্পাদক এমএ ওহাব লাঞ্ছনার শিকার হন সরকারি দলের নেতাকর্মীদের হাতে । এ সময় সাহাবুদ্দিন নামের এক ব্যক্তিও আহত হন । এমএ ওহাব জাসদ , ওয়ার্কার্স পার্টি ও জাপা সমর্থিত প্রার্থী মন্টু লাল কুণ্ডুর পক্ষে কাজ করায় তার ওপর এ হামলা চালানো হয় ।
লেখক বলেছেন : দাওয়াত কবুল করলাম । সময় কইরা যামুনে ।
ততক্ষণে সারা উঠোন নিকোনো হয়ে গেছে । কাঁচা গোবরের ঘ্রাণ উবে যাচ্ছে । তুলসীতলায় প্রদীপটি জ্বলে উঠছে । চবুতরার পাশে যে কয়েকটি ঘাস অলক্ষ্যে বেড়ে উঠেছিল - তা আর নেই । কলতলাটি ঝকঝক । বেলতলাটি ঘিরে চালবাটা দিয়ে আল্পনা আঁকা হয়েছে । ঢাকির নাতি এক থাল মুড়ি আর এক ঢেলা নলেন গুড় পেয়ে চিবুতে চিবুতে বলে উঠছে , দুইডা কলা - রুম্মি কলা দ্যান ।
পলাইশ্যা একি ভাষা তোমার , চি চি চি । কুত্তাদের গালি দিবা ঠিক তা বুলে তোমার মুকে এতা মানায় না ।
মনে রাখবেন আগের মত এগুলো মূল পোস্টের ভেতর উল্লেখ করার দরকার নেই । পূর্বের মতোই " Custom Field Template " টুলবক্সে গিয়ে দেখুন " source " নামে একটি ঘর আছে । এই ঘরেই পত্রিকার মূল খবরের অনলাইন লিংকটি পেস্ট করে দিন ।
লেখক বলেছেন : পেয়ে যাবেন । আমি দু - সপ্তাহের মধ্যে পেয়েছি । এত তাড়াতাড়ি পাব ভাবিনি ।
বাড়ী নং - ২ , রোড় নং - ৭ , সেক্টোর নং - ৩ , উত্তরা মডেল টাউন , ঢাকা - ১২৩০ , বাংলাদেশ
আমাদের টেলিভিশন চ্যানেলগুলো খুললেই চটকদার নানান বিজ্ঞাপনচিত্র দেখতে পাওয়া যায় । দেশে এখন বিজ্ঞাপনশিল্প গড়ে উঠেছে । হাজার - হাজার মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত । অবাক করা বিষয় হল : এফডিসি - তে চলচ্চিত্রের যত না কাজ হয় , তার চেয়ে বেশি কাজ হয় বিজ্ঞাপনের । অনেককেই বলতে শোনা যায় , টিভি - অনুষ্ঠান মানুষ দেখে বিজ্ঞাপন দেখার আশায় । আমাদের অনেক বিজ্ঞাপনচিত্র আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছে , তাও আমরা জানি । এমনও নজির আছে : আমাদের দেশে বিজ্ঞাপন সামাজিক দায়বদ্ধতার জন্য বিটিভিতে জনসচেতনতা ও শিক্ষামূলক অনুষ্ঠানের আওতায় বিশেষ হ্রাসকৃত মূল্যে প্রচারিত হয়েছে । বিজ্ঞাপনটি সুনির্মাতা আফজাল হোসেন দ্বারা নির্মিত ছিল । ছোট শিশুদের মায়েদের অনুরোধ ছিল , বিজ্ঞাপনটি না শুনলে তাদের শিশুরা খাবার খেতে চাচ্ছিল না ।
শৈল্পিক ভাবনা বলেছেন : জয়তু চট্টগ্রাম । অকাতরে যাচ্ছ বিলিয়ে . . বিনিময়ে পেলে শুধু বঞ্চনা আর ভুয়া ওয়াদা ।
হেলাল এম রহমান বলেছেন : অসম্ভব গুরত্বপুর্ন বিষয়গুলো লেখাটিতে উঠে এসেছে / শেয়ার করার জন্য ধন্যবাদ /
আমি চোখের বিনিময়ে চোখ বলতে আরেকটি সহিংসতাকে উশকানি দেইনি , সাইদ সুমনের কোনো শাস্তিই রুমানা যা হারিয়েছেন তা ফিরিয়ে দিতে পারবে না । না চোখ , না দশটা বছর , না কন্যার সামনে পিতামাতার সামনে নিগৃহীত হবার চূড়ান্ত বেদনা ।
লেখক বলেছেন : আরো পাবেন এই লিঙ্কে Click This Link
ইফাদ অটোস এর কার্যক্রম সম্পর্কে তিনি বলেন , ' ধামরাইয়ে অবস্থিত ইফাদ অটোস - এর এসেম্ব্লিং সেন্টার থেকে প্রতি মাসে ৩০০ অশোক লেল্যান্ড বিক্রি করেছি । আমরা বিক্রোয়োত্তর সেবা পৌঁছে দেই সবার দোরগোড়ায় । বিআরটিসিকে প্রতিযোগী বাস কোম্পানির চেয়ে কম দামে মাল দিচ্ছি এবং সেরা সার্ভিস দিচ্ছি । তাইতো সরকারি প্রতিষ্ঠান আমাদেরকে কাজ দিচ্ছে ' ।
এদিকে বিদ্রোহের কারণে নির্বাচনের কয়েকদিন আগে একক প্রার্থী ঘোষণা দিলেও আওয়ামীলীগের সমর্থক সাধারণ ভোটাররা বিপাকে পরে । ১৮ জানুয়ারী নির্বাচনকে সামনে রেখে ১৫ জানুয়ারী উপজেলা আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করে । কিন্তু সিদ্ধান্তটি অনেক বিলম্বিত হওয়ার ফলে মাঠ গোছাতে হিমশিম খায় নেতাকর্মীরা । আওয়ামীলীগ দলীয় মেয়র প্রার্থী মনোনয়নে ভুল সিদ্ধান্ত নিয়েছে এমন অভিযোগ থাকলেও ত্যাগী নেতা - কর্মীদের মূল্যায়ন হয়েছে বলে সাধারণ নেতাকর্মীরা জানিয়েছেন । বিগত কয়েকটি সংসদ নির্বাচন , সাংগঠনিক কর্মকান্ড ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামীলীগের সকল মিছিল , বিক্ষোভ , আন্দোলনে রাজপথে মুখ্য ভূমিকা ছিলো মেয়র প্রার্থী মো . মফিজুল ইসলাম কমিশনার এর । তার তৎপরতায় ঝিমিয়ে পরা চান্দিনা পৌর আওয়ামীলীগ সাংগঠকিভাবে আরও শক্তিশালী হয় । কিন্তু বিদ্রোহী প্রার্থী এবং কিছু নেতা - কর্মীর অসহযোগীতার কারণেই তার পরাজয় হয় বলে আওয়ামীলীগ নেতাকর্মীরা জানান ।
দিব্যজ্ঞান বা তাজকিয়ায়ে নফস অর্জনে বাইয়াত গ্রহন - এই সময় ইমাম গাজ্জালী র : এর বয়স ছিল মাত্র ২৮ বৎসর । তিনি জানতেন যে কেবল কিতাব পাঠ আল্লাহর জ্ঞান লাভের জন্য যথেষ্ঠ নয় । ইহার জন্য দিব্যজ্ঞানসম্পন্ন জীবন্ত উস্তাদের নিতান্ত প্রয়োজন । হাদিস শরীফে আছে জ্ঞান দুই প্রকার । এক প্রকার জ্ঞান হচ্ছে জবানী জ্ঞান , অন্য একটি ক্বলবী এলেম বা আত্বিক জ্ঞান । রাসুল পাক ( সাঃ ) বলেন ক্বলবী এলেম বা আত্বিক জ্ঞানই হচ্ছে উপকারী জ্ঞান ( মেশকাত শরীফ ) । । হযরত আবু হোরায়রা ( রাঃ ) বলেছেন , " আমি রসুল পাক ( সাঃ ) এর কাছ থেকে জ্ঞানের দুটি পাত্র অর্জন করেছি । একটি তোমাদের মধ্যে বিতরন করেছি অন্যটি করিনি । যদি করতাম তবে আমার কন্ঠদেশ কর্তিত হতো " ( বোখারী শরীফ ) পবিএ কালাম পাকে ইহাকে তাজকিয়া এবং হাদিস শরীফে ইহাকে এহসান নামে আখ্যায়িত করা হয়েছে । হুজুর পাক ( সাঃ ) এর বহুমুখি শিক্ষার মধ্যে এই তাজাকিয়াও ছিল একটি অন্যতম বিষয় । কালামে পাকে এরশাদ হচ্ছে " তিনিই উম্মিদের মধ্য থেকে একজন রাসূল প্রেরন করেছেন , যিনি তাদেরকে তাজকিয়া করেন এবং কিতাব ও হিকমাত শিক্ষা দেন । যদিও ইতিপূর্বে তারা গোমরাহীতে নিমজ্জিত ছিল " ( সুরা জুমায়া ২ ) হজরত ইমাম মালিক ( রাঃ ) বলেছেন " যিনি তাসাউফ গ্রহন করলেন কিন্তু ফিকহ গ্রহন করলেন না তিনি নিশ্চই কাফের । আর যিনি ফিকহ গ্রহন করলেন কিন্তু তাসাউফ গ্রহন করলেন না , তিনি নিশ্চয়ই ফাসেক । আর যিনি উভয় জ্ঞান গ্রহন করলেন এবং সেই অনুযায়ী আমল করলেন তিনিই মুহাক্কেক বা প্রকৃত দ্বীন গ্রহণ করলেন । " তাই তিনি তৎকালীন প্রখ্যাত দিব্যজ্ঞান বা এলমে তাসাউফ ধারী বুযুর্গ কামেল হযরত শায়েখ আবু আলী ফারমেদী র : এর হস্তে বাইয়াত হয়ে দিব্য জ্ঞান আহরন করতে থাকেন । মাদরাসা নিযামিয়ার অধ্যক্ষ পদে ইমাম সাহেব ( র ) : -
কাদায় যখন পড়েছিল , মজার কান্ড ঘটেছিল । পথিকরা সব হাসছিল , কেউবা কুহু কাশছিল ।
ইনশাল্লাহ আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে … . যতদিন আমরা দেশে একটি মুক্তিযুদ্ধের স্থায়ী জাদুঘর প্রতিষ্ঠিত করতে পারবো । ধন্যবাদ আন্দালিব ভাই ।
লেখক বলেছেন : আরে টুকুনজিল ! তোমাকে দেখে ভাল লাগলো ! ধন্যবাদ !
আমি নেড়ি কুকুর । সাধারণত আমি ইন্টারভিউ দিয়ে থাকি । কিন্তু কোনো গোলটেবিল আলোচনায় অংশ নেয়ার ও মূল প্রবন্ধ পড়ার অভিজ্ঞতা এই প্রথম হচ্ছে আমার । আমার এই ধরনের অভূতপূর্ব উপস্থিতির জন্য সম্পূর্ণ
ধর্মীয় আচার হরিজনরা নিজস্ব সংস্কৃতি ও ভাষার অধিকারী । তাদের ধর্মীয় আচার - অনুষ্ঠানে রয়েছে নিজস্ব স্বকীয়তা । সনাতন ধর্মাবলম্বী । পূজা - পার্বণ নিজেদের রীতি বা পশ্চিমা রীতিতে করে থাকে । বড় উৎসব দূর্গা পূজা । এছাড়া দীপাবলী বা কালীপূজায় অনেক আনন্দ করে থাকে তারা । কলনীতে শিব মন্দিরও আছে ।
উদ্বোধনের পর ১৯ ফেব্রুয়ারি খেলা শুরু হওয়ার পর বিশ্বকাপ খেলা চলবে ২ এপ্রিল পর্যন্ত । সেচের পাশাপাশি খেলা দেখার এ সময়ে টেলিভিশনের পাশাপাশি বৈদ্যুতিক পাখা , বাতি , শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার বাড়লে লোডশেডিংও বাড়বে বলেই আভাস মিলছে ।
আসলে ছোট থেকে ছেলে আর মেয়ে . . . মানুষ ( এবং অন্য জীব ) সম্প্রদায়ের শুধু এই দুই প্রজাতি দেখে অভ্যস্থ বলে উভলিঙ্গের কাউকে দেখলে সেটা অস্বাভাবিক লাগে । সচেতনতাই পারে সামাজিকভাবে তাঁদের সকলের কাছে গ্রহনযোগ্য করে তুলতে ।
গত শনিবার কাবুলের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগের আগে প্যানেট্টা সাংবাদিকদের জানান , সিআইএ পরিচালক হিসেবে সর্বশেষ বৈঠকে তিনি পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই ' র প্রধানকে বলেছিলেন , যুক্তরাষ্ট্রের একটি তালিকা রয়েছে । এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সহায়তাও চেয়েছে ।
আমার মতামত হলো , আপনি যার অভিভাবক / গুরু শুধু সেই আপনার বাক্য বা সিদ্ধান্ত বিনা তর্কে মেনে নেবে । কিন্তু অপরদেরকে সেটা গেলাতে হলে যুক্তিতর্ক দিয়েই গ্রহনযোগ্য উপায়ে গেলাতে হবে । এভাবে কয়েকবার করতে পারলে সেই স্বল্প পরিচিত কেহ আপনার যুক্তি এবং জ্ঞানের প্রতি ভরসা পাবে - পরবর্তীতে বিনা বাক্যব্যয়ে হয়ত অযৌক্তিক কথাও মেনে নেবে । যদিও একজন সত্যিকারের সাধক কখনোই যুক্তিবিহীন ভাবে কিছু মেনে নেবেন না ।
ভ্যালেন্তিনের বিয়ে হয় ১৯১৩ সালে এবং তিনি বিধবা হন ১৯৪৬ সালে । স্বামী " হোয়াও " এবং একটি মাত্র সন্তান নিয়েই ছিল তাঁর সংসার । পরবর্তীতে তাঁর সন্তানের সাতটি সন্তান হয় এবং তাদের আবার পাঁচটি সন্তান হয়েছে ।
+ + সব ভুলে যান , সম্ভাবনাময় ভবিষ্যতে যাত্রা করুন : ভুল সংশোধন ও আচরণ পরিবর্তন করার জন্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করার পর অপরাধবোধ মন থেকে নির্বাসিত করুন । ভুলে যান অতীত ভুলকে । সম্ভাবনাময় ভবিষ্যতের পানে এগিয়ে যান । এই ভুলে যেতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ । অপরাধবোধকে মন থেকে পুরোপুরি বিদায় করতে পারলেই আপনি কল্যাণময় নতুন জীবন শুরু করতে পারবেন ।
এটা একটা অনুবাদ । মূল রচনা এখানে : http : / / news . softpedia . com / news / Hollywoo … 5571 . shtml হলিউডের Disney / Pixar , DreamWorks Animation , Sony , ILM এবং অন্য সিনেমা তৈরীকারক স্টুডিও তাদের সিনেমা তৈরীর জন্য লিনাক্স ব্যবহার করছে । বেশিরভাগ লোকই এই কথাটা না জানলেও বাস্তবে যেই ব্লকবাস্টার ছবিগুলো হলে চলছে সেগুলো সবই লিনাক্স ব্যবহার করে তৈরী করা হয়েছে । হলিউডে উইন্ডোজ বা ম্যাকিনটোশের মত অন্য অপারেটিং সিস্টেমের বদলে লিনাক্স ব্যবহৃত হওয়ার কারণটা খুব সাধারণ : এটা ভালতর , দ্রুতগতির এবং সস্তা । হলিউডে লিনাক্সকেই আধুনিকতম সিস্টেম ধরা হয় , এবং সোনি , ডিজনি / পিক্সারের মত বড় বাজেটের সিনেমা তৈরীকারক স্টুডিওগুলোর ৯৫ % এর ডেস্কটপ এবং সার্ভারে ভিজ্যুয়াল ইফেক্ট এবং এনিমেশন তৈরীর জন্য লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় । হ্যাঁ . . হ্যাঁ . . আমি জানি যে আপনাদের অনেকেই বলে উঠবেন - " এটা সত্য নয় " , " এটা ঠিক হতে পারে না " কিংবা , " আমি শুনেছিলাম যে ওরা ম্যাক ও . এস . এক্স ব্যবহার করে " ; কিন্তু আসলে আমার কথাই সত্য এবং আপনি যেসব CGI - ব্লকবাস্টার সিনেমা দেখেন লিনাক্স দিয়েই ওগুলোর রেন্ডারিং করা হয় , কারণ এটা অন্য অপারেটিং সিস্টেমর চেয়ে তাড়াতাড়ি হয় । ( CGI = Computer - Generated Imagery ) উদাহরণ হিসেবে Scooby Doo সিনেমার কথা বলা যায় ; এটা Rhythm and Hues স্টুডিওতে তৈরী হয়েছে এবং পুরা সিনেমাটা রেন্ডার এবং উন্নত করা হয়েছে একটা বিশেষ কাস্টম - মেড সফটওয়্যার দ্বারা যা লিনাক্স সিস্টেমে চলে । এছাড়া The Matrix , Titanic , Gladiator , Superman Returns , What Dreams May Come , Cats and Dogs , Shrek , The Perfect Storm , Prince of Egypt , The Road to El Dorado , Antz , Chicken Run , Deep Blue Sea , Star Trek : Insurrection , Fantasia 2000 , Men in Black , Hollow Man এবং আরো আরো অনেক সিনেমা লিনাক্স সফটওয়্যার ( যেমন : RAYZ , Maya or Shake ) ব্যবহার করে তৈরী হয়েছে । আবার ভেবে বসবেন না যে , এই সিনেমাগুলো তৈরীতে ব্যবহৃত সবগুলো সফটওয়্যার বিনামূল্যে পাওয়া গেছে ; বরং সবগুলোর দামই ৮০০০ - ১৫০০০ ডলার বা এর চেয়ে বেশি ; হলিউডে এটা ব্যাপার না । আরেকটি উদাহরণ হচ্ছে খুবই জনপ্রিয় Shrek যেটা DreamWorks Studios - এ তৈরী হয়েছে ; এটা রেন্ডার করতে ১০০০ + প্রসেসর , ৮০ % লিনাক্স ও ২০ % IRIX ব্যবহৃত হয়েছে । DreamWorks যেই যেই রেন্ডার টাওয়ার তৈরী করেছিলো তাতে ডুয়াল ১গিগাহার্জ পি৩ ২গিগা ড়্যাম যা বসানো হয়েছিলো একটা 1RU প্যাকেজে ৪১ ইউনিট উচ্চতায় , যা ৪০ - ৫০ ফুট লম্বা ডেটাসেন্টার ড়্যাক লাগে এমন কম্পিউটারের সমান ক্ষমতাসম্পন্ন । DreamWorks তাদের প্রয়োজন অনুযায়ী নিজস্ব তৈরী সফটওয়্যার যেমন ব্যবহার করেছে , তেমনি বাণিজ্যিকভাবে প্রাপ্ত সফটওয়্যারও ব্যবহার করেছে । তাদের নিজস্ব তৈরী সফটওয়্যারগুলো SGI IRIX অপারেটিং সিস্টেমের জন্য তৈরী ; আর এটা থেকে তৈরী অ্যাপ্লিকেশনগুলোর উইন্ডোজ বা ম্যাকের চেয়ে লিনাক্সের সাথে সাদৃশ্য বেশি । উপরের ছবিতে DreamWorks স্টুডিওর লিনাক্স রেন্ডার টাওয়ার দেখা যাচ্ছে ।
আজ এই সত্য প্রমাণিত হয়েছে যে ধর্মীয় ও জাতিগত সাম্প্রদায়িকতা প্রাকৃতিক নয় , বরং শতভাগ ঐতিহাসিক । মানুষ কোনো ধরনের সাম্প্রদায়িকতা নিয়ে জন্ম নেয় না , তাকে সাম্প্রদায়িক হিসাবে তৈরি করে তার সাম্প্রদায়িক পূর্বসূরিরা । আর এর সাথে কোনো পারলৌকিক মঙ্গলের যোগসূত্র নেই , আছে শুধু জাগতিক স্বার্থ । সেই স্বার্থ থেকেই আজ সংখ্যাগুরুর আস্ফালন আর সংখ্যালঘুর নিরাপত্তাহীনতা ।
হোহোহো . . . এই সবগুলা অসঙ্গতি আমারো চোখে পড়ছে . . . তবে লিখলে এপ্নের মতো এতো মজা কইরা লিখতে পারতাম বইলা মন হয় না ! ! তবে আমি আসলে নয়া - ইঞ্জিনিয়ারের লগে এদের উদ্দেশ্য নিয়া কথা বলতে গেছিলাম . . . বুঝতে পারি নাই যে এরা এতো তাড়াতাড়ি এতোটা ডাইভার্টেড হয়ে যাইতে পারে . . . তবে না বুঝতে পাইরা বেকুব হইছি . . .
সরকারি / আধাসরকারি / স্বায়ত্তশাসিত বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ মহাব্যবস্থাপকঃ শিল্পব্যবস্থাপনা , ব্যবসায় প্রশাসন , লোকপ্রশাসন , অর্থনীতি , ব্যবস্থাপনা , কম্পিউটার সায়েন্সে স্মাতকোত্তর বা বিএসসি ইঞ্জিনিয়ার । ঊর্ধ্বতন উপসচিবঃ স্মাতকোত্তর । উপমহাব্যবস্থাপকঃ স্মাতকোত্তর । উপসচিবঃ স্মাতকোত্তর । ব্যবস্থাপক ( অর্থ ও হিসাব ) ঃ সিএ । ব্যবস্থাপকঃ শিল্পব্যবস্থাপনা , ব্যবসায় প্রশাসন , লোকপ্রশাসন , অর্থনীতি , ব্যবস্থাপনায় স্মাতকোত্তর । শেষ তারিখঃ ২০ মার্চ । ঠিকানাঃ সচিব , বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ , বেপজা কমপ্লেক্স , বাড়ি - ১৯ / ডি , রোড - ৬ , ধানমন্ডি , ঢাকা - ১২০৫ । সূত্রঃ ১ মার্চ , ডেইলি স্টার । পৃ · ২৩ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন সহকারী ব্যবস্থাপক ( উৎপাদন ) ঃ রসায়নে এমএসসি / বিএসসি । শেষ তারিখঃ ২০ মার্চ । ঠিকানাঃ চিফ অব পার্সোনেল , বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন , চিনি শিল্প ভবন , ৩ দিলকুশা বা / এ , ঢাকা - ১০০০ । সূত্রঃ ৬ মার্চ , ইত্তেফাক । পৃ · ৮ এক্সিকিউটিভ ( ফিন্যান্স অ্যান্ড ইন্সপেকশন ডিপার্টমেন্ট ) ঃ বিজনেস স্টাডিজে মাস্টার্স । শেষ তারিখঃ ২০ মার্চ । ঠিকানাঃ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার , চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড , সিএসই বিল্ডিং , ১০৪০ এসকে , মুজিব রোড , আগ্রাবাদ , চট্টগ্রাম । সূত্রঃ ৬ মার্চ , ডেইলি স্টার । পৃ · ৬ পেটেন্ট , ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর প্রশাসনিক কর্মকর্তাঃ স্মাতক । হিসাবরক্ষকঃ স্মাতক । শেষ তারিখঃ ২০ মার্চ । ঠিকানাঃ প্রকল্প পরিচালক , পেটেন্ট , ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর ( ষষ্ঠ তলা ) , শিল্প মন্ত্রণালয় , ৯১ মতিঝিল বা / এ , ঢাকা - ১০০০ । সূত্রঃ ২৯ ফেব্রুয়ারি , ইত্তেফাক । পৃ · ২৪ বাংলাদেশ পশুসম্পদ গবেষণা ইনস্টিটিউট মেডিকেল অফিসারঃ এমবিবিএস । শেষ তারিখঃ ১৮ মার্চ । ঠিকানাঃ মহাপরিচালক , বাংলাদেশ পশুসম্পদ গবেষণা ইনস্টিটিউট , সাভার , ঢাকা । সূত্রঃ ২৯ ফেব্রুয়ারি , ইত্তেফাক । পৃ · ২৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান মুন্নু গ্রুপ অব কোম্পানিজ জেনারেল ম্যানেজার ( ফ্যাক্টরি ) ঃ মাস্টার্স / গ্রাজুয়েট । ম্যানেজার ( লেবার অ্যান্ড ওয়েলফেয়ার ) ঃ মাস্টার্স / গ্রাজুয়েট । অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারঃ মাস্টার্স । অফিসার ( রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরি ) ঃ সায়েন্সে গ্রাজুয়েট । শেষ তারিখঃ ১৮ মার্চ । ঠিকানাঃ ম্যানেজিং ডাইরেক্ট , মুন্নু গ্রুপ অব কোম্পানিজ , ইসলামপুর , ধামরাই , ঢাকা । সূত্রঃ ৭ মার্চ , ইত্তেফাক । পৃ · ১৪ মদিনা গ্রুপ করপোরেট মার্কেটিং অ্যান্ড সেলস ম্যানেজারঃ মার্কেটিংয়ে এমকম / এমবিএ । অ্যাকাউন্ট অ্যান্ড ফিন্যান্স ম্যানেজারঃ অ্যাকাউন্টিংয়ে এমকম / এমবিএ । শেষ তারিখঃ ২০ মার্চ । ঠিকানাঃ ডিজিএম , হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট , মদিনা গ্রুপ , ডিসিসিআই ( তৃতীয় তলা ) , ৬৫ - ৬৬ মতিঝিল বা / এ , ঢাকা - ১০০০ । সূত্রঃ ১০ মার্চ , ইত্তেফাক । পৃ · ৭ কাজল ব্রাদার্স লিমিটেড অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজারঃ অ্যাকাউন্টিংয়ে অনার্সসহ মাস্টার্স । এডিটর ( ইংরেজি ) ঃ ইংরেজিতে অনার্সসহ মাস্টার্স । এডিটর ( বিজ্ঞান ) ঃ পদার্থবিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স । অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজারঃ বিবিএ / এমবিএ । ডিভিশনাল ম্যানেজারঃ মাস্টার্স । শেষ তারিখঃ ২১ মার্চ । ঠিকানাঃ কাজল ব্রাদার্স লিমিটেড , ৩৭ বাংলাবাজার , ঢাকা - ১১০০ । সূত্রঃ ৭ মার্চ , প্রথম আলো । পৃ · ১৩ এনভয় গ্রুপ অ্যাকাউন্টস এক্সিকিউটিভঃ অ্যাকাউন্টিংয়ে অনার্স / মাস্টার্স । জুনিয়র ম্যানেজার ( আইটি ) ঃ কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা বিএসসি । শেষ তারিখঃ ১৮ মার্চ । ঠিকানাঃ জেনারেল ম্যানেজার ( অ্যাডমিন অ্যান্ড অ্যাকাউন্টস ) , এনভয় গ্রুপ , ৪০৬ - বি , খিলগাঁও চৌধুরীপাড়া , ঢাকা - ১২১৯ । সূত্রঃ ৭ মার্চ , ইত্তেফাক । পৃ · ৭ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ সহকারী শিক্ষক ( বাংলা / ব্যবস্থাপনা / মনোবিজ্ঞান ) ঃ সম্মানসহ স্মাতকোত্তর । সহকারী শিক্ষক কম্পিউটারঃ স্মাতকোত্তর । শেষ তারিখঃ ২৮ মার্চ । ঠিকানাঃ অধ্যক্ষ , ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ , ঢাকা ক্যান্টনমেন্ট , ঢাকা । সূত্রঃ ৭ মার্চ , ইত্তেফাক । পৃ · ১৩ হাসপাতাল / ক্লিনিক / ফার্মাসিউটিক্যালস স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড মেডিকেল প্রমোশন অফিসারঃ বিএসসি । শেষ তারিখঃ ২০ মার্চ । ঠিকানাঃ জেনারেল ম্যানেজার , হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট , স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড , স্কয়ার সেন্টার , ৪৮ মহাখালী , ঢাকা - ১২১২ । সূত্রঃ ৮ মার্চ , ইত্তেফাক । পৃ · ৯ এনজিও , দাতা ও আন্তর্জাতিক সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ব্রাঞ্চ অফিসার ( হিসাব ) ঃ বাণিজ্যে স্মাতক / স্মাতকোত্তর । শেষ তারিখঃ ২০ মার্চ । ঠিকানাঃ নির্বাহী পরিচালক , পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র , বাড়ি - ৫৪৮ , রোড - ১০ , বায়তুল আমান হাউজিং সোসাইটি , আদাবর , ঢাকা - ১২০৭ । সূত্রঃ ১২ মার্চ , প্রথম আলো । পৃ · ১৩ দ্বীপ উন্নয়ন সংস্থা লিগ্যাল অ্যাডভাইজরঃ এলএলবি । পরামর্শকঃ এমএসএস । প্রকল্প সমন্বয়কারীঃ এমএসএস । রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন অফিসারঃ এমএসএস । হিসাবরক্ষকঃ বিকম । শেষ তারিখঃ ২৫ মার্চ । ঠিকানাঃ নির্বাহী পরিচালক , দ্বীপ উন্নয়ন সংস্থা , ২৪ / ৫ প্রমিনেন্ট হাউজিং , ৩ পিসি কালচার রোড , মোহাম্মদপুর , ঢাকা - ১২০৭ । সূত্রঃ ৫ মার্চ , ইত্তেফাক । পৃ · ৭ শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি ( এসডিএস ) মনিটরঃ স্মাতকোত্তর বা স্মাতক । অডিটরঃ স্মাতকোত্তর বা স্মাতক । শাখা ব্যবস্থাপকঃ স্মাতকোত্তর বা স্মাতক । মাঠকর্মীঃ এইচএসসি । শেষ তারিখঃ ২০ মার্চ । ঠিকানাঃ নির্বাহী পরিচালক , শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি ( এসডিএস ) , সদর রোড , শরীয়তপুর । সূত্রঃ ১১ মার্চ , ইত্তেফাক । পৃ · ৬
কিছু না বললে কি আপনি কিছু মনে করবেন ? খুব কষ্ট লাগছে লেখাটা পড়ে . . .
বুড়োটা ছিল খুবই অলস , তার একটা খামার ছিল কিন্তু আলসেমি করে সে তার কোন যত্নই করত না । একারনে সে প্রায়ই তার বউ - এর ঝাড়ি খেত । আলসেমি করলেও সে তার বউকে ভয়ও পেত বেশ । এই আজব বুড়োটা কেন এতদিন ঘুমালো , ঘুমানোর পর তার কি দশা হল - এই কাহিনী লিখে বিখ্যাত হয়েছিলেন আমেরিকান লেখক ওয়াশিংটন আর্ভিং । তিনি ১৮১৯ সালে ' রিপ ভ্যান উইংকেল ' লিখেছিলেন । এছাড়াও তিনি আরো একটি গল্প লিখে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন , সেটার নাম হচ্ছে ' দ্যা লিজেন্ড অফ স্লিপি হলো ' ।
আইটি সাপোর্ট অফিসারঃ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং , ইলেকট্রনিকস , ইলেকট্রিক্যাল , কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং , আইটিতে ডিপ্লোমা । সফটওয়্যার ইঞ্জিনিয়ারঃ কম্পিউটার সায়েন্সে ব্যাচেলরস । শেষ তারিখঃ ৫ মার্চ । সূত্রঃ www . bdjobs . com
এসিড সন্ত্রাসের শিকার উখিয়ার রাজাপালং ইউনিয়নের দরগাহবিল গ্রামের আলী হোসেনের প্রবাসফেরত ছেলে বেলাল উদ্দিন ( ২৮ ) জানান , তিনি সম্প্রতি বিদেশ থেকে ফিরে এসে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন । এতে ক্ষিপ্ত হয়ে তার পূর্বশত্রু ও ওয়ার্ড মেম্বার আলী আহমদের ' সন্ত্রাসী ' ছেলে জামাল , শেখু ও বাবুলের নেতৃত্বে ১৪ - ১৫ সন্ত্রাসী গত ১৬ সেপ্টেম্বর ভোররাতে তার বাড়িতে হানা দেয় । সন্ত্রাসীরা তার ঘরের দরজা ভেঙে তাকে ঘরের বাইরে এনে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চোখে এসিড ঢেলে দেয় ।
লেনদেন হওয়া ইস্যুগুলোর ( কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড ) মধ্যে ১৭৭টির দর বেড়েছে , ৭৪টির কমেছে ও নয়টির অপরিবর্তিত রয়েছে ।
এভাবে গলা টিপে ধরা যায় , মেরে ফেলা যায় । কিন্তু এভাবে কণ্ঠ বন্ধ করে দেয়া যায় না । এভাবে আগামীকাল জেগে ওঠা নতুন দিনের মিছিলকে থামানো যায় না । - প্রিয় সচলায়তন এর সাথে সংশ্লিষ্টরা আশংকা করছেন সাইটটিকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলার অপচেষ্টা চালানো হয়েছে । সরাসরি ডোমেইন ঠিকানা লিখে শুধুমাত্র বাংলাদেশ থেকে সেখানে প্রবেশ করা যাচ্ছে না । টেকনিক্যাল ত্রুটির সব সম্ভাবনা খতিয়ে দেখার পর , তারা এখন কোন ধরনের নাশকতা অথবা কণ্ঠ রুদ্ধ করার অপপ্রয়াস এর ব্যাপারে মোটামুটি নিশ্চিত । কণ্ঠ রুদ্ধ করার যে কোন অপপ্রচেষ্টার বিরুদ্ধে সব সময় জেগে আছি ।
আপামর নিয়ে এই দ্বিধা অথবা বিভ্রান্তি সবার মাথা ব্যাথার কারণ হয়ে ওঠেনি এখনো । কোনও কালে হয়তো কিঞ্চিৎ মাথা ব্যথা কারো কারো ছিল , যার ফলে শব্দটা নিয়ে মহৎ ব্যক্তিরা আলোচনা করেছেন , কিন্তু বর্তমানে বা ভবিষ্যতে আর সেই সম্ভাবনা দেখছি না । কালের পরিচর্যায় ভাষা ও শব্দের গতিপথ পরিবর্তিত হতে থাকে , যাতে শব্দের অর্থগত ও প্রায়োগিক পরিবর্তনের অনেকাংশ প্রভাব থাকে । ' পামর ' অর্থ পাপিষ্ঠ হলেও ' আপামর ' দ্বারা ' ছোট - বড় সবাই ' কে বোঝাতেই অধুনা শব্দটার প্রয়োগ হয়ে থাকে । এজন্য দেখবেন , অভিধানেও অর্থের পরিবর্তন সাধিত হচ্ছে । আমাদের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য ও প্রাধিকৃত অভিধান হলো বাংলা একাডেমী থেকে প্রকাশিত অভিধান , যা থেকে অবশ্য আপনার লেখায় কোনও বরাত দেয়া হয় নি । ' আপামর ' কখনও নেগেটিভ অর্থে কেউ ব্যবহার করেন নি । তারপর , আধুনিক কবিদের হাতে যখন দেখবেন আপামর ফসলের মাঠ , তখন এর ' আ ' যুক্ত ' পামর ' ব্যবচ্ছেদ করে মাঠশ্রেণিতে ' পামর গোষ্ঠি ' খুঁজতে খুঁজতে হতাশ হওয়া ছাড়া উপায় থাকবে না
আমারটা নামতেছে । ১ . ৬ গিগা কমপ্লিট । এর আগে অবশ্য ৬০০ মেগার মত নামিয়েছিলাম । কিন্তু ঠিকমত না বোঝার কারণে বাদদিয়ে দিয়েছিলাম ।
চোরেরে স্বাক্ষী গাট কাটা . . . . . . . আর ভুতের মুখে রাম নাম । উত্তর খুজতে আপনার ধানের চিটা মাপার পাল্লার কাছে জিজ্ঞাস করলেই তো হয় । ইসলামের মতে কি , অন্য ধর্ম মতেই বা কি ? তা জানি না , তবে শহীদ এই শ্রদ্ধার শব্দ নিয়ে ছেলে খেলা করবেন না প্লিজ । আর আপনার এবং আপনার ভবিষ্যৎ এর জন্য সেই শহীদ তৈরীকারীদের বিচার চান । নচেৎ ধান মাপার পাল্লা পাবেন কিন্তু ধান পাবেন না শীষে । শ্রদ্ধা করুণ তাঁদের যাঁদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন জাতি সত্ত্বার দেশের নাগরিক - শহীদ বুদ্ধিজীবী দিবস পার করে এসে বিজয় দিবসের প্রাক্কলে আপনাদের মতো শাণিত মেধাকে দয়া করে কবর দেবেন না । সোনার বাংলা সোনা ছেলেরা চোরের ছেলেরায় রূপান্তরিত হচ্ছে বাহ্ । আর আমি - আপনি স্বার্থের দ্বন্ধে বসে তাদেরই তাবেদারী করছি । নৈতিকতা বিবর্জিত পরিবার সমাজ ও জাতি গঠনে কতটুকু ভূমিকা রাখতে পারে । নিজের পেছনে তাকান আর যদি দেখেন সেখানে শহীদ তৈরীকারীর ছায়া তবে ভয় পাবেন না প্রতিহত করার দায়িত্ব এখন আপনার কাঁধে । বিয়জের শুভেচ্ছা - বাংলাদেশ ' কে উজ্জ্বল করুন কর্মে ও মননে । হরলিকস্ এর এ্যাড মত বলবেন না - ' আমিতো এমনি এমনি খাই ' ।
প্রথমেই মধ্যের ঘটনা দিয়ে শুরু করি । ২০০৪ সালের এপ্রিল মাস । বাংলাদেশের ইতিহাসে দিন ক্ষণ দিয়ে সরকারের পতন ঘটানো হবে । এটা শুধু এ দেশে নয় সারা বিশ্বের বিভিন্ন মিডিয়াতেও আলোচিত হল । এর প্রবক্তা হলেন আলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল । তিনি বীরদর্পে সাংবাদিক সম্মেলনে বলেন আগামী ৩০ এপ্রিল বিএনপি - জামাত জোট সরকারের পতন দিবস । এই দিনের পরে খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হবেন এবং পরবর্তীতে গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সরকার গঠন করব । উপস্থিত একজন সাংবাদিক তাকে প্রশ্ন করলে জলিল জবাব দেন যে আপনি কিভাবে নিশ্চিত যে জোট সরকার ৩০শে এপ্রিলের পর ক্ষমতায় টিকে থাকবে ? সেই কি বাঘের গর্জন যে জলিল জোট সরকারের পতন ঘটিয়েই ছাড়বে এবং তার কাছে নাকি বিশেষ ট্রাম্প কার্ড আছে । আর এদিকে হাসিনা মিন মিন করতে লাগলেন যে আমার সাধারণ সম্পাদকের হুমকিতেই সরকার ভয় পেয়ে গেছে । এভাবে করে যেই ২৫ - ২৭শে এপ্রিল এসে পরলেও জোট সরকার যখন বহাল তবিয়তে এবং পতনের কোন সম্ভাবনাই নাই তখন যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করল যে ৩০শে এপ্রিলই কি সরকারের পতন ঘটবে ? জলিল বলেন আমি এখন ব্লাইন্ড খেলছি সময় হলেই ট্রাম্প করব ! কিন্তু তাসের নিয়মে ব্লাইন্ড খেললে ট্রাম্প করা যায় না এটা আব্দুল জলিল ভুলে গেছেন । এরপর মে মাসের প্রথম সপ্তাহে আবার যখন সাংবাদিকরা প্রশ্ন তুললেন যে আপনি ব্যার্থ হয়েছেন তো জবাবে জলিল বলেন আপনারা সাংবাদিকগণ বিষয়টিকে অতিরঞ্জিত করেছেন । স্রেফ মুষ্টিমেয় অন্ধ , বদ্ধ উন্মাদ ও বেকুব আলীগের সমর্থকই ৩০শে এপ্রিল জোট সরকারের পতন হবে বলে খুশীতে গদগদ হয়েছিল । বাকীরা সবাই জলিলকে যা তা গালি দিয়েছিল । যে ব্যাটা ছাগল এভাবে কি সরকারের পতন হয় ! হাসিনা কি ভাবে তাকে দলের এই পদে রাখে ? কিন্তু এই সাধারণ সমর্থকগণ যতই জলিলকে দূষক , জলিল এই কথা বললেও ৪ / ৩০ এর ষড়যন্ত্রের আসল শয়তানি বুদ্ধি হল স্বয়ং শেখ হাসিনার । হাসিনা ২০০১ নির্বাচনে বাজে ভাবে পরাজয়ে অত্যন্ত ক্ষুদ্ধ ছিল এবং চক্রান্ত করছিল যে কি ভাবে জোট সরকারকে দ্রুত হটিয়ে আবার ক্ষমতায় এসে ভারতের সেবা , বহুজাতিক তেল - গ্যাস কোম্পানীকে ব্লক সমূহ উপহার দেওয়া এবং নিজেরা দেশকে লুটে পুটে খেতে পারবে সেই স্বপ্নে বিভোর ছিল । তাই ব্যার্থ হলে তার বদনাম হবে সে কারণেই জলিলের কাধে বন্দুক রেখে শিকার করতে চেয়েছিল । হাসিনা কি এতই বোকা যে জলিলের এই ছাগলামী আচরণের পরও তাকে সাধারণ সম্পাদকের পদে রাখবে ? হাসিনা হল ধূরন্ধরের ধূরন্ধর ! বস্তুত জলিল নেত্রীর বদ খায়েশের কাছে নিজেকে বলি দিয়ে দল ও দেশের কাছে নিজেকে ভাড় প্রমাণ করেছিলেন । ১৯৯৬ সালে ১২ই জুনের নির্বাচনে বেশী সংখ্যক সিটে জিতে এবং জাপার সমর্থন নিয়ে হাসিনার আলীগ ক্ষমতায় আসার পর থেকেই দেশের শেয়ার বাজার দ্রুত গতি পেল । হাসিনার প্রথমবারের ক্ষমতায় আসার আগে যেখানে জানু - মে ১৯৯৬ সর্বোচ্চ ডিএসইতে ১২ কোটি টাকার লেনদেন হয়নি সেখানে জুলাই ১৯৯৬তে গড় লেনদেন দাড়াল ২৫ - ৩০ কোটি টাকা । তখনই যারা এ বিষয়ে অভিজ্ঞ ও জ্ঞানী তারা বললেন যে কৃত্রিম ভাবে শেয়ার বাজারে কারসাজি চলছে । তখন খালেদা জিয়া বার বার বিভিন্ন জনসভায় এবং সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে আওয়ামী শীর্ষ নেতা ও ব্যাবসায়ীরা ভারতীয় মাড়োয়ারী বিশেষ করে হার্ষাদ মেহেতা মিলে শেয়ার মার্কেটে ম্যানুপুলেশন করছে । তখন হাসিনা সহ আলীগ নেতারা বললেন যে আমাদের আমলে শেয়ার বাজার তেজী হওয়াতে খালেদা জিয়া হিংসা করছেন । এরপর ঠিক সেই ডিসেম্বর ১৯৯৬তে শেয়ার বাজারে ধ্বস নামল । যে শাইন পুকুর শুরুতে ৬০ - ৭০ টাকা ছিল সেটা ১০০০ টাকার মত পৌছে এক লাফে ৪৫০তে নেমে আবার ১০০ টাকার নীচে চলে যায় । ঐ ৯৬ সালে ডিএসই ও চট্টগ্রাম এক্সচেঞ্জ মিলিয়ে ৪০ - ৫০ হাজার কোটি টাকা লুটপাট হয় । তখনকার অর্থমন্ত্রী মরহুম কিবরিয়া বলেন যে শেয়ার বাজার কি জিনিস উনি তা বুঝেন না । এমন ভাবে কথা বললেন যে তিনি যেন আকাশ থেকে পড়েছিলেন । যে ব্যাক্তি একদা সচিব ছিলেন এবং রাষ্ট্রের অর্থমন্ত্রী তারপরেও যদি শেয়ার মার্কেট কি তা না বুঝেন তাহলে কি হাসিনা তাকে মাছি মারা কেরাণী হিসেবে নিয়োগ দিয়েছিলেন ? তারপরে খালেদা সহ বিভিন্ন অর্থনীতিবিদ বার বার হুশিয়ারী দেওয়া সত্ত্বেও কেন কিবরিয়া সময়মত ব্যাবস্থা নেন নি ? কারণ তিনি ভাল করেই জানতেন খোদ শেখ হাসিনা এই কারসাজির সাথে জড়িত । বস্তুত এর জন্যই ৯৬ সালের শেয়ার বাজার লুটপাটের ঘটনায় সালমান এফ রহমান সহ কয়েকজনের বিরুদ্ধে এমন দূর্বল ভিত্তিতে মামলা করা হয় তা না পারে জড়িতদের শাস্তি দিতে না পারে নতুন মামলা দিতে । ৯৬তে কম্পিউটারে অন লাইন ট্রেডিং না হলেও যদি ধরি আরকি তর্কের খাতিরে অজ্ঞাত কারণে এই লুটপাট হয় তবে কেন জেনে শুনে হাল্কা ভিত্তিতে মামলা দেওয়া হল ? হাসিনার ইচ্ছাতেই কর্ম । হাসিনার প্রথম আমলে এই লুটপাটের পর শেয়ার বাজার আর ঘুরে দাড়াতে পারেনি । বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সমন্ধে আওয়ামীলীগারদের হাক ডাক বাহাদুরির অন্ত ছিল না । ২০০৮ সালে আগাচৌতো বলেই দিয়েছিলেন যে মরহুম সাইফুর রহমান হলেন একাউন্টেট আর মুহিত অর্থনীতিবিদ । তারপরেও সেই চারদলীয় জোট সরকারের সময়েই শেয়ার বাজার আবাস স্বাভাবিক গতিতে ঘুরে দাড়াতে পেরেছিল । ২০০১ - ০৬ যেই কোন কোম্পানীর শেয়ারের ১ কি ২ দিন অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছিল সাথে সাথে তার লেনদেন বন্ধ করে দিত সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন । মরহুম সাইফুরের সততা এবং খালেদা জিয়ার আন্তরিকতার জন্যই জোট সরকারের সময় দেশের শেয়ার বাজারে কোন লুটপাট বা হরিলুটের ঘটনা ঘটেনি । এবার হাসিনা দ্বিতীয় মেয়াদে মহাজোট সরকারের রুপে এসে ধীরে ধীরে শেয়ার বাজারে পুনরায় লুটপাটের ষড়যন্ত্র করতে থাকে । এইবার ক্ষমতার ঐ প্রথম বছর ২০০৯ সালে তড়িঘড়ি করে বিভিন্ন শেয়ার কারসাজিমূলক ভাবে কৃত্রিম দাম না বাড়িয়ে ২০১০ সালকেই টার্গেট করা হয় । কারণ ৯৬ এর কারণে সাধারণ শেয়ার ব্যাবসায়ীদের আস্থা ফিরিয়ে আনতে হবে । তাই দেখা গেল আগষ্ট - সেপ্টেম্বর বেশ কয়েকটি কোম্পানীর শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটলে যখন সিএসই এর লেনদেন বন্ধ করে দেয় তার পরের দিনই রহস্যজনক ভাবে আবার সেগুলো লেনদেনে হাজির । এখন বোঝা যাচ্ছে যে মুহিতের কিছুটা সততার কারণে এগুলো সাময়িক ভাবে লেনদেন বন্ধ হলেও সরাসরি হাসিনার নির্দেশে বার বার এগুলো চালু হচ্ছিল । সিএসইর সাহস নাই যে মুহিতকে উপেক্ষা করে ব্ল্যাক লিষ্টেড কাউকে পুনরায় শেয়ার বাজারে ছাড়ে । একটি ক্যারিবীয় কোম্পানী সহ বেশ কয়েকটি কাগুজে তথা ভূয়া কোম্পানী শেয়ার বাজারে তালিকা ভূক্ত হয়ে পাগলা ঘোড়ার মত তাদের দাম বাড়তে থাকে । শুরুতে ১০ টাকার শেয়ার ২ সপ্তাহ পর হয় ৫০০ টাকারও বেশী । এই ভাবে হাসিনার দ্বিতীয় মেয়াদে পুনরায় শেয়ার বাজারে লুটপাট করে ধ্বস নামানো হয় এবং এর পরিমাণ ১ লক্ষ কোটি টাকারও বেশী । এটা ২০১০ - ১১র বাজেটের সমান । এবারও বেক্সিমকো সহ আলীগের বড় বড় ব্যাবসায়ীরাই জড়িত । এদের অনেকের নামও তদন্তে এসেছে । কিন্তু তাদেরকে ধারতো দূর এখন পর্যন্ত কোন মামলাও হয় নি বলেই জানি । মুহিত যতই সৎ হৌন না কেন বাংলাদেশের চেয়ে তার কাছে নেত্রী হাসিনাই অনেক অনেক বড় । তাই ইচ্ছে করেই জড়িতদের বিরুদ্ধে কোন ব্যাবস্থাই নিচ্ছেন না । প্রথমে সাধাসিদে ও শান্তভাবে এমনকি নীরবে তার ব্যার্থতার অভিযোগ সয়ে নিয়েছেন । যেমন এবার ২০১১ - ১২ সালে বাজেট ঘোষণার জন্য আহুত সংসদ অধিবেশনের শুরুতে হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম প্রচন্ড ভাবে মুহিতকে ঝাড়েন তথা এক হাত নেন । মুহিতও ভেজা বেড়ালের মত বিনা প্রতিবাদে শুনে যায় । পরের দিন জনকন্ঠ , কালের কন্ঠ সহ BAL ঘরাণার সংবাদপত্র সমূহ বড় বড় হেডিং তোপের মুখে অর্থমন্ত্রী যার অর্থ দাড়ায় শেখ হাসিনা ও তার সরকার র্দূনীতির বিরুদ্ধে সোচ্চার । শেখ সেলিম সহ আলীগের কয়েকজনের সংসদ সদস্যদের গর্জনে এমন মনে হল যে তারা সংসদেই হাতি শিকার তথা শেয়ার কেলেংকারীর হোতাদের গ্রেফতার করে লুটপাট হয়ে যাওয়া অর্থ উদ্ধার করে ফেলেছেন । কিন্তু আজকে প্রায় এক মাস হতে চলল যে লাউ সেই কদুই রয়ে গেছে । বরং সালমান এফ রহমান , লোটাস কামাল , সামিট গ্রুপ বুক ফুলিয়ে চলছে । এমন ভাব যে একেতো চূড়ি তার উপর শিনা জুড়ি । আর অর্থমন্ত্রীর পদত্যাগের দাবী উঠলে তিনি ধমকে উঠেন যে কারো কথায় তিনি পদত্যাগ করবেন না । মুহিততো বাহাদুরি দেখাবেনই । কারণ উনি ভাল করেই জানেন আমার কান্ধে হাসিনা যতই বন্দুক রেখে গুলি করুক তাতে কেউ আমার গায়ের একটা লোমও স্পর্শ করতে পারবে না । হাসিনাকে আমি হাজার হাজার কোটি টাকা এক লাফে উপার্জন করিয়ে দিয়েছি উনি যদি আমাকে অভয় দেন বাংলাদেশে কার বাপের সাধ্য আছে তাকে অর্থমন্ত্রীর পদ হতে সরিয়ে দেওয়া । শেখ সেলিম গংরা যতই কৃত্রিম বাঘের গর্জন দেখাক তাদের সৎ সাহস নেই যে হাসিনা বুবুর বিরুদ্ধে সামান্যতম অভিযোগ করবে । বরং হাসিনার সাথে লুটপাটের অর্থ ভাগ বাটোয়ারা করবে । ১৯৯৬তে কিবরিয়া , ২০০৪এ জলিল এবং এবার ২০১০এ মুহিতকে বলির পাঠা বানিয়ে শেখ সেলিম গংরা লুটপাট করে বা সাথী হয়ে দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে বাঘের মত গর্জন দিবে আমরা গণতন্ত্রের মানস কন্যা , দেশ নেত্রী হাসিনার নেতৃত্বে স্বাধীনতার স্বপক্ষের শক্তি এক কাতরে আছি । দেশ যেখানে খুশী যায় যাক তবুও জয় হাসিনার , হাসিনার জয় !
লেখার চাইতে পড়তেই বেশী ভালো লাগে আমার । যা পাই তা - ই গিলি । মজা পেলেই পড়ি । সে চটি হোক আর চেখভ হোক । খুব ছেলেবেলায় বাবার হাত ধরে যখন নিউ মার্কেটের বইয়ের দোকানে ঢুঁ মারতাম , তখন থেকেই এই ঝোঁকটা তৈরী হয়েছে ।
পোস্ট করা হয়েছে : সোম এপ্রিল ০৬ , ২০০৯ ১০ : ৪৩ অপরাহ্ন
এবার যদি আপনার সিস্টেমকে লাইটওয়েট করতে চান তাহলে নিচের স্টেপ টা ফলে করুন । যদি প্রয়োজন না মনে করেন তাহলে সরাসরি পরের স্টেপে যেতে পারেন ।
সখী , এবার স্পষ্ঠ কথা বলার দিন এসেছে দু ' পাঁচ বছর বাঁচাবো কিনা কেউ জানি না - আমার কথা শীতের দেশের পাখির মতো ঝরে পড়ে চিঠি পেয়িছি হিয়েরোগ্লিফিক্স্ অক্ষরের স্বরান্তরে বরফ ফেটে অকস্মাৎ বেরিয়ে আসে জলস্তম্ভ আমি যখন তোমার বুকে মুখ ডুবিয়ে গন্ধ শুঁকি বৃক্ষ তখন আত্মা পায় , বায়ুুতে এসে নিরালম্ব … … … ফূলের মধ্যে সূর্যমুখী ফুটবে আজ দেরিতে খুব , সবুজ ঘরে জ্বলে এখন কমলা আলো রক্ত আমার অবিশ্বাসী , সন্ধেবেলা দুটো নেশাই লাগলো ভালো ক্লান্ত মাথা সরিয়ে এনে চোখ রেখিছি তোমার গালে শরীর খুলে অন্য শরীর , কেন এমন লোভ দেখাল ? কিছুই বলা হলো না , তুমি কথা রাখোনি , দুঃখে অভিমানে শ্বাসকষ্ট হলো আমার , চোখেও জল এসেছিল । চোখে সে কথা জানে আমি দ্বিধার মধ্যে ডুবে গেলাম !
লেখক বলেছেন : ওহ , অনেক ধন্যবাদ বিদেশী আফা ! দেশে আসলে সংবাদ দিয়েন ।
দূঘটনা মানুষের জীবনে কোন সময় আসবে তা কেউ বলতে পারেনা । তবে কিছু বিষয়ে পদক্ষেপ নিলে দূর্ঘটনা অনেকাংশে হ্রাস করা যায় । যেমন - গাড়ি চালানোর পূর্বে যদি গাড়ির চাকা ঠিকমত লাগানো আছে কিনা তা পরীক্ষা করা । পানির ট্যাংকিতে পানি আছে কিনা তা চেক করা । তের বা গ্যাস আছে কিনা তা চেক করা । হয়তো অনেকে বলতে পারেন এইটা আবার নতুন কোন ঘটনা নাকি ? যদিও এইটা নতুন নয় তবুও আমি বলতে বাধ্য হচ্ছি ই জন্য যে , গত ১৪ / ০২ / ০৯ ইং তারিখে আমি গাড়ি যোগে শ্রীপুর , গাজীপুরে যাওয়ার সময় হঠাৎ গাড়ির চাকা খুলে যায় এবং গাড়ি উল্টে গিয়ে আমি বেঁচে গেলেও আমার একটি হাত ভেঙ্গে যায় । আমি আমি সবাইকে বলতে চাই সবাই সাবধানে চলবেন ।
আমাদের প্রধানমন্ত্রী নাকি খুবই প্রযুক্তিমনষ্ক মানুষ ( আমাদের জব্বার কাকুর মুখ থেকে নিজের বিশ্বস্ত কানে শোন ) । আমার জানতে ইচ্ছে করে তিনি তার নিজের ল্যাপটপে ইন্টারনেট এর স্পীড কত পান ? আছেন কোন ফোরামের সদস্য যার সাথে সরকারের উচ্চ পর্যায়ে ভাল যোগাযোগ আছে , তিনি হয়ত সঠিক খবরটি জানাতে পারবেন । খবরটি দিতে পারলে রেপু নিশ্চিত ।
১৮৮৭ খ্রী . সমাজসংস্কারক দুর্গামহোন দাসের কন্যা অবলাকে বিয়ে করেন । জগদীশ চন্দ্রের স্ত্রী লেডী অবলা বসু ছিলেন একজন বিদূষী ডাক্তার ও শিক্ষাবিদ । অর্থকৃচ্ছ্রতার জন্য প্রথমে চন্দননগরে , পরে কলিকাতায় ভগ্নিপতি মোহিনীমোহন বসুর সঙ্গে বাস করতেন । এ সময়ে তার বেজ্ঞানিক নেশা ছিল ফটোগ্রাফী ও শব্দগ্রহণ । কলেজের এডিসনের ফোনোগ্রাফী যন্ত্রে তিনি নানারকম শব্দগ্রহণ ও পরিস্ফুটনের পরীক্ষা করতেন । ফটোগ্রাফ বিষয়ে গভীর গবেষণায় মনোনিবেশ করে বাড়ীর বাগানে একটি স্টুডিও তৈরী করেন ।
আপনার সবগুলো প্রশ্নের উত্তর এ ফোরামে রয়েছে । এসব বিষয়ে এ ফোরামে লিখতে লিখতে এডভান্স ইউজারদের আঙ্গুলে কড়া পড়ে গেছে । আপনি শুধু ওপেন অফিস , বিজয় , ইউনিকোড - এ শব্দগুলো লিখে সার্চ দিন । দেখবেন , ঝিনুক থেকে মুক্তো খুঁজে নেয়ার মজাই আলাদা ।
১৬ . শহীদ অজয় কুমার সাহা বাগমামুদালী পাড়া , মুন্সীগঞ্জ ।
কুমিল্লা থেকে সংবাদদাতা : যে শ্রমিক কায়িক পরিশ্রম করে ওষুধ ফ্যাক্টরিতে ঔষধ তৈরি করে সেই ওষুধ অসুস্থতা অবস্থা খেতে পারে না । শ্রমিক কাপড় উৎপাদন করে অথচ মৃত্যুর পর দাফনের কাপড় ভিা করে জোগাড় করতে হয় । আর্থিক অবস্থায় তাদের এতই খারাপ বাচ্চাদের শিা , পরিবারের চিকিৎসা , খাদ্য সংগ্রহ করে জীবন যাপন শ্রমিকদের দুরূহ হয়ে পড়েছে ।
০৬ . সংসারের বিচিত্র খরচ আর অল্পবেতনের চাকরীর প্যাঁচে পড়লে নিজের শখআহ্লাদ বলে আর কিছু থাকেনা । সরকারী চাকরীতে ঢুকে আমারও তেমনই দশা । হঠাত্ অফিসে জুনিয়র ব্যাচের কয়েকজন প্রবেশনার জয়েন করল । এরা কাজ শেখার উছিলায় সারাদিন আমার রুমে বসে আড্ডা দেয় , পত্রিকার বিনোদন - পাতা পড়ে । এদের তালে পড়ে কী এক ঈদফ্যাশন পাতা দেখে একটা শাড়ী পছন্দও করে ফেললাম । পাশের সেকশনের সিনিয়র এক সহকর্মী একথা শুনে খুব খুশী হয়ে অফিস - শেষে আমাকে নিয়ে গেলেন সেই শোরুমে । ম্যাডাম একটা শাড়ি দেখলেন , মানে প্রাইসট্যাগ দেখলেন । তিন হাজারে খুব ভাল তো , নিয়েই নিই , কী বল । হাতে নিয়ে দেখা গেল ৩এর আগে একটা ১ আছে । অর্থাত্ ১৩ হাজার । আমি দাঁত কেলিয়ে হাসলাম । কিন্তু আমার পছন্দের সেই লাল শাড়ি তো দেখা যাচ্ছেনা । ঘটনা কী ? কাউন্টারে জানা গেল , " একটু দামী " শাড়িগুলো আগে অর্ডার দিতে হয় । তখন পালাতে পারলে বাঁচি , কিন্তু ম্যাডাম ছাড়বেন কেন ! কেন , কত দাম ওটার ? জানা গেল , ফর্টি প্লাস । এই খবর বিদ্যুদ্বেগে ব্যাচমেইট কলিগদের কাছে পৌঁছে গেল । ইফতারপার্টির ভরা মজলিশে তারা ঘোষণা দিল , চাঁদা করে ওই শাড়ি আমাকে কিনে দেয়া হবে । শর্ত একটাই , শাড়ি পরার কায়দা আর ব্লাউজের ছাঁটকাটসহ অন্যান্য অ্যাকসেসরিজ সবকিছুই হতে হবে ক্যাটালগের মডেলের মতো
ইউপি নির্বাচন : কোম্পানীগঞ্জে ৪টিতে আ ' লীগ , ৩টিতে বিএনপি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী
লেখক বলেছেন : সেটাই । এই ধরনের পোষ্টে রেটিং কোন সমস্যা নয় তবে আপনি দেখছি এই কাজ যারা করে তাদের ভালোভাবেই চিনতে পেরেছেন । । এখানেও আপনার অনুমান নির্ভুল ।
নাস্তিকতার প্রেসক্রিপশন ছিঁড়ে কসেরুকার ভাঁজে ভাঁজে সেজদায় লুটিয়ে পড়ে সমস্ত প্রাচীন গাছ ।
সম্পাদনা : সাদ কামালী এবং অভিজিৎ রায় সভাপতি : অজয় রায়
' বাংলা হ্যাকস ' ব্লগ আপনাদের জন্যই তৈরি করা হয়েছে । ভাল লাগলে , উপকার পেলে এর উদ্দেশ্য সার্থক হবে ।
সরকারের আশ্বাসে ২৬ ডিসেম্বর ওলামা - মাশায়েখ পরিষদের ডাকা হরতাল স্থগিত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করার বিষয়ে আপনার বক্তব্য কী - এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন , ওরকম কোনো আশ্বাসের কথা বলিনি । বলেছি , তাদের দাবি - দাওয়া নিয়ে আলোচনা করা হবে । তিনি বলেন , আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব । এটা নিয়ে কেবিনেটে , সংসদে আলোচনা হবে । তারপর ওলামা - মাশায়েখ পরিষদের সঙ্গে বৈঠক করব । ইফার ডিজিকে অপসারণ করা হবে কিনা জানতে চাইলে এইচটি ইমাম বলেন , তার বিরুদ্ধে তদন্ত করা হবে । তারপর সিদ্ধান্ত নেব । উল্লেখ্য , হরতালকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক নাশকতা হতে পারে , গোয়েন্দাদের এমন রিপোর্টের প্রেক্ষিতে ৭ ডিসেম্বর থেকেই এই হরতাল প্রত্যাহার করাতে সরকার নানা রকম চেষ্টা শুরু করে ।
বিএনপি পুরোনো খেলায় ধীরে ধীরে ফিরে যাচ্ছে । জরুরী অবস্থা প্রত্যাহার ছাড়া কোন অবাধ নির্বাচন হতে পারে না । এটা অতি অবশ্যই ঠিক । কিন্ত বিএনপি জামায়াতের পক্ষ থেকে জরুরী অবস্থা তোলার ব্যাপারে যে আপাত অনড় অবস্থান দেখা যাচ্ছে , তা নিয়ে ভিন্ন ভাবে ভাবার অবকাশ আছে বৈকি ।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা বলেন , " গ্রামীণ ব্যাংক সরকারি সংবিধিবদ্ধ একটি বেসরকারি প্রতিষ্ঠান । এর চেয়ারম্যান সরকার কর্তৃক মনোনীত হলেও প্রতিষ্ঠানটি একটি পরিচালনা পর্ষদের কর্তৃত্বে স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবেই পরিচালিত হয়ে থাকে । প্রতিষ্ঠানটির প্রায় ৯৫ শতাংশ শেয়ার হোল্ডার মহিলারা । সরকারের শেয়ার মাত্র ৩ . ৫ শতাংশ । অতএব প্রতিষ্ঠানটিকে সরকারি মালিকানার মনে করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই । "
হাসতে হাসতে জান কাবার ! ! ! সো কলড হাই সোসাইটির মেয়েগুলোর মাথায় গ্রে ম্যাটার এতো কম থাকে ক্যান ? আর আওয়ামী নেতাদের পরিবার পরিজন্দের মধ্যে হঠাত এমন উদার মনষ্কতার ( ! ) তৈরি হইতাছে ক্যামনে ! ? ! কিছু কইতে চাই না , কিন্তু কেমন জানি একটু গন্ধ গন্ধ লাগে
ঢাকা , ২৭ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : দেশে ব্যক্তি মালিকানাধীন সংবাদ মাধ্যম ও সরকারের নিয়ন্ত্রণের মধ্যে থেকে নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ লেখা এবং এ পেশায় টিকে থাকা সাংবাদিকদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রবীণ সাংবাদিক কামাল লোহানী । আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আকতারুজ্জামান ইলিয়াস ও মোনাজাত উদ্দিনের রচনায় উত্তর বঙ্গের জীবন - শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন । তিনি বলেন , চারণ সাংবাদিক আকতারুজ্জামান ইলিয়াস ও মোনাজাত উদ্দিন নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ তৈরি করে সাংবাদিকতা পেশাকে উন্নত এবং মর্যাদাশীল পেশায় পরিণত করেছেন । এ দুই সাংবাদিক ভিন্ন মানুষ হলেও তারা একই ধারার ছিলেন । আকতারুজ্জামান ইলিয়াস আদর্শ চিন্তাধারার মাধ্যমে সংবাদ তৈরি করতেন । অপরদিকে মোনাজাত উদ্দিন সমাজের নিগৃহীত , নিষ্পেষিত মানুষের দুঃখ - দুর্দশা তাঁর লেখনীর মাধ্যমে পাঠকগ্রাহী করে তুলে ধরতেন । স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সম্পাদক এম আনোয়ারুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন এবং বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর সরিফা আলেয়া ডিনা , মোনাজাত উদ্দিনের স্ত্রী নাসিমা আক্তার প্রমুখ । ( শীর্ষ নিউজ ডটকম / এএএম / এম / এআইকে / ২০ . ১০ঘ . )
আমি জানি এমন অনেক লোক আছেন যারা নবী - রাসূলদের মধ্যে শুধু মুহাম্মদ ( সাঃ ) কেই সম্মান করেন এবং এটাও বলেন যে মুসলমানদের নবী শুধু একজন এবং তিনি ' নূরের ' তৈরী । অথচ কোরআনেই আছে মুহাম্মদ ( সাঃ ) সহ দুনিয়ার সকল মানুষ মাটি দিয়ে তৈরী এবং এক সময় এই মাটিতেই শরীর মিশে যাবে ।
আমাদের দেশের বিজ্ঞাপনশিল্প বর্তমানে অনেক পরিণত । গত দশ বছরে এই শিল্প যতখানি এগিয়েছে , তার আগে দীর্ঘ সময়েও এতখানি এগোয়নি । এদেশেই এখন বিশ্ব মানের বিজ্ঞাপন তৈরি হচ্ছে । বিশেষ করে ভোক্তার চাহিদা এবং পছন্দের দিকে লক্ষ্য রেখে বিজ্ঞাপন নির্মাণ করা হচ্ছে । একটা সময় আমাদের ক্লায়েন্টদের কাছে যেতে হতো । তাদেরকে বোঝাতে হতো বিজ্ঞাপনটা কেন জরুরি । এখন বিজ্ঞাপন সম্পর্কে সবারই ইতিবাচক ধারণা তৈরি হয়েছে । এদেশে এখন দেশী প্রতিষ্ঠান ছাড়াও বেশ কিছু বহুজাতিক বিজ্ঞাপনী সংস্থা সাফল্যের সাথে কাজ করায় এক্ষেত্রে গুণগত এবং পেশাগত মানের অনেক পরিবর্তন হয়েছে । ব্যক্তি বা পরিবার কেন্দ্রিক ব্যবসার ধারণা ভেঙে বিজ্ঞাপন শিল্প এদেশে এখন অনেক বেশি পেশাগত অবস্থানে এসেছে ।
আগের পোষ্টের ধারাবাহিকতায় . . . . . . ১লা মার্চ ১৯৭১ - পাকিস্তানের সামরিক সরকার নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশন স্থগিত করে দেয় । ৭ই মার্চ ১৯৭১ - শেখ মুজিবর রহমান ঐতিহাসিক এক ভাষনে অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং বলেন " এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম । " মার্চের মাঝামাঝিতে সমঝোতার নামে জেনারেল ইয়াহিয়া , পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ট দলের নেতা জুলফিকার আলি ভুট্টো এবং আর কয়েকজন ঢাকা আসে । আলোচনার নামে তারা কালক্ষেপন করে এবং তার মধ্যে সামরিক হামলা ও গনহত্যার পরিকল্পনা করে । ২৫শে মার্চের মধ্য রাত্রি থেকে পাকিস্তানি সেনাবাহিনী " অপারেশন সার্চলাইট " শুরু করে , যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বল্প সময়ে সবচেয়ে ভয়ংকর গনহত্যা । তাদের প্রধান লক্ষ্য ছিল ছাত্রাবাসসমুহ , বিশ্ববিদ্যালয়ের শিক্ষক , ইস্ট পাকিস্তান রাইফেলস এবং পুলিশ ব্যারাক । তাদের এই নৃশংস আক্রমনে ইঃপিঃআর এবং পুলিশ প্রাথমিকভাবে বাধা দেয়ার চেষ্টা চালায় । স্বাধীনতার ঘোষনা - ২৫শে মার্চ কালরাতের পর ২৬শে মার্চের প্রথম প্রহরে শেখ মুজিবর রহমান তার গ্রেপ্তারের পূর্বে ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষনা দেন । ২৭ এবং ২৮শে মার্চ চট্টগ্রামের কালুরঘাটে নবনির্মিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে রেডিওতে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দেন । মুক্তিযুদ্ধ ২৫শে মার্চ - ১৬ই ডিসেম্বর , ১৯৭১ প্রাথমিক বাধা দেবার পর তথকালীন সুসজ্জিত পাকিস্তানি সেনাবাহিনীর সাথে আমাদের সাধারন মানুষ পেরে উঠছিলোনা এবং অপরদিকে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে আমাদের সাধারন মানুষ হত্যা করে যাচ্ছিল । যার ফলে আমাদের সাধারন জনগন প্রাণভয়ে নিজেদের সব ছেড়ে পার্শবর্তী ভারতে আশ্রয় নিতে থাকে । ১০ই এপ্রিল ১৯৭১ - ৭০ এর সাধারণ নির্বাচনের নির্বাচিত সদস্যগন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করেন । ১৭ই এপ্রিল ১৯৭১ - কুষ্টিয়ার মেহেরপুরে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয় । এরপর থেকে শুরু হয় সংগঠিত মুক্তিযুদ্ধ । সশস্র মুক্তিযুদ্ধ এবং যাবতীয় প্রশাসনিক কার্যক্রম এই সরকার দ্বারাই পরিচালিত হয় । একজন সেক্টর কমান্ডারের অধিনে একটি করে সারা দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয় । পরবর্তীতে ৩টি নিয়মিত সশস্র ব্রিগেড , নৌ বাহিনী এবং বিমান বাহিনী গঠন করা হয় । প্রশাসনিক গঠনতন্ত্র হয়েছিল আঞ্চলিক প্রশাসন এবং মন্ত্রনালয়ের সচিববৃন্দের নিয়ন্ত্রনে । শেখ মুজিবর রহমান - রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম - উপরাষ্ট্রপতি এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তাজউদ্দিন আহমেদ - প্রধানমন্ত্রী সৈয়দ মনসুর আলী - অর্থ , শিল্প ও বানিজ্য মন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান - সরাষ্ট্র , কৃষি , ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ - পররাষ্ট্র মন্ত্রী [ চলবে ]
আরেক খেলা ক্রিকেট . . . এই খেলা আমি যতো দেখি তত তাজ্জব হই . . . সেই নাদি অনাদি কাল থেকা সব ডাটা সংরক্ষন করা হইছে . . . ক্রিকেট খেলার মতো এতো সবিস্তার পরিসংখ্যান বোধহয় অন্য কোনও খেলা তো দূরে থাক পৃথিবীর আর কিছুতেই নাই । এত্ত এত্ত রেকর্ড . . . এবং সেইসব রেকর্ড প্রতিদিন ভাঙতেছে গড়তেছে . . . সেইগুলাও লিপিবদ্ধ হইতেছে . . . এত এত বছরেও কি নির্ভুল . . . খেলা সাংবাদিকতায় আমার একেবারেই লোকজন কম চিনা . . . পিয়াল ভাইরে জিজ্ঞাস করতে হইবো . . . এইসব পরিসংখ্যান এত নিখুঁত ভাবে কে সংরক্ষন করে ? আইসিসি ? তাইলে তাদের কত বড় প্যানেল ? কেউ কি কখনওই ভুল করে টরে না ? কেউ জানলে এট্টু জানায়েন তো . . . ক্রিকেট খেলার এই ডাটা সংরক্ষনের বিষয়টা আমারে খুব ভাবায় . . .
ঢাকা , ১০ জুলাই ( শীর্ষ নিউজ ডেস্ক ) : আর্জেন্টিনার নামজাদা লোকসংগীত শিল্পী ফাসুন্দো কাব্রালকে গুলি করে হত্যা করেছে আততায়ীরা । শনিবার গুয়াতেমালার গুয়াতেমালা সিটি শহরে হোটেল থেকে বিমানবন্দরে যাওয়ার সময় তার গাড়ির . . . . বিস্তারিত পড়ুন »
চেজ ব্রিটন নামের শিশুটির এ অবস্থা তার চিকিৎসকদের যতো না হতবুদ্ধি করেছে তার থেকেও অনেক বেশি দ্বিধায় ফেলে দিয়েছে । গর্ভাবস্থায় পাওয়া আলট্রাসাউন্ড ছবিতেও এ বিষয়টি ধরা পড়ে বলে চেজের মা হেদার জানান । ওয়াশিংটন ডিসির চিলড্রেন্স ন্যাশনাল মেডিক্যাল সেন্টারের ফেটাল অ্যান্ড ট্রানজিশনাল মেডিসিন বিভাগের প্রধান ড আদ্রে দু প্লেসিসের বরাত দিয়ে ফক্স নিউজ জানায় , উভয়সংকাটবস্থার এটি অন্যতম প্রধান কারণ । কেননা যদি তার মস্কিষ্কে একটি সেরিবেলাম থেকেই থাকে তাহলে সেটা কোথায় আছে ? এছাড়া চেজি জন্মান্ধ এবং তার মস্তিষ্কে ' পনস ' নামে এমন একটি অংশেরও ঘাটতি আছে যা মূলত মানব দেহের ঘুম ও শ্বাস নেওয়ার মতো কাজগুলো নিয়ন্ত্রণ করে থাকে । তবে চেসির এ সমস্যা বংশানুক্রমিক অস্বাভাবিকতা না গর্ভাস্থায় পাওয়া কোনো আঘাতের ফলাফল কি না চিকিৎসকরা তা নিশ্চিত করে বলতে পারেননি ।
জেলা শহর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তরে অবস্থিত দিঘাপাতিয়া রাজবাড়ি , যা উত্তরা গণভবন নামে পরিচিত । নাটোরের রানী ভবানী তার নায়েব দয়ারামের ওপর সন্তুষ্ট হয়ে তাকে দিঘাপাতিয়া পরগনা উপহার দেন । এখানে তিনি গড়ে তোলেন বেশ কটি সুরম্য প্রাসাদ । ১৮৯৭ সালের ভূমিকম্পে সেগুলো ধ্বংস হয়ে যায় । পরে তার উত্তরসূরি প্রমোদনাথ রায় নতুন করে এখানে কয়েকটি প্রাসাদ নির্মাণ করেন । ১৯৪৭ সালে পাকিস্তান সরকার কর্তৃক জমিদারি প্রথা বিলুপ্ত করার পর ১৯৫২ সালে দিঘাপাতিয়ার শেষ রাজা প্রতিভানাথ সপরিবারে ভারত চলে যান । ১৯৬৫ সাল পর্যন্ত এ রাজপ্রাসাদটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের নজরে আসে এবং এর সংস্কার করা হয় । ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এটিকে ব্যবহার করে উত্তরা গণভবন হিসেবে । প্রায় ৪৩ একর জায়গাজুড়ে চারিদিকে লেক ও প্রাচীরবেষ্টিত এ রাজবাড়িটিতে ছোট - বড় বারোটি সুরম্য ভবন আছে । ভেতরে আছে ইতালি থেকে সংগৃহীত ভাস্কর্যে সজ্জিত বাগান । উত্তরা গণভবনের প্রবেশ পথে চারতলা বিশিষ্ট পিরামিড আকৃতির প্রবেশ দ্বার । আর এর চূড়ায় রয়েছে বিলেতের কোক অ্যান্ড টেলভি কোম্পানির শতবর্ষী প্রাচীন ঘণ্টা ঘড়ি ।
এটাকে আরেকটু অপ্টিমাইজ করে নিন । কম্প্রেশন অন করুনঃ
ইনু বলেন , " সহস্রাব্দের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দারিদ্র্য । বাজার অর্থনীতির প্রয়োজন রয়েছে । তাই বলে জাতির ভবিষ্যত বাজার অর্থনীতির কাছে বন্ধক রাখা যাবে না ।
এসব দেখে শুনে প্রথমে শেখ মুজিবের ও সেই সাথে দেশবাসীর জন্য দোয়া করতে মন চাইছে । আল্লাহ শেখ মুজিব সহ আমাদের সবাইকে বাঁচিয়েছেন - - এজন্য শুকরিয়া আদায় করা দরকার বোধ হচ্ছে । শেখ মুজিবকে কম্বোডিয়ার খেমাররুজ নেতা পল পট হয়ে মরতে হয় নাই । তিনি বড় বাঁচা বেঁচে গেছেন , আমাদেরও বাঁচিয়ে গেছেন । নইলে এসব জেনুইন বাকশালীদের জন্য আজ ' ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি ' র ক্রিমিনাল বলে শেখ মুজিবের মরণোত্তর বিচার দেখতে হত আমাদের ।
আলহাজ নান্নু বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোশারফ হোসেন , লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার , বিশিষ্ট মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেন ও বিশিষ্ট শিল্পপতি এনামুল হক খসরম্ন , আব্দুল ওয়াদুদ খান , সেলিম আহমেদ মোড়ল ও আঃ বাতেন মৃধা ।
লেখক বলেছেন : এই পোস্ট ৯৩ জন প্রিয়তে লৈসে । মানুষ শক খাইতে এত মজা পায় ক্যান ?
কাল ভোরের কুসুমরঙা সূর্যটা বাঙালির মনে ছড়িয়ে দেবে অন্যরকম ভাললাগার আমেজ । ভোরের আলো চোখে পড়লে পাশ ফিরে শুয়ে পড়বো না । বেরিয়ে পড়বো নতুন বছর বরণে । দিন চড়লে তার তাপ যন্ত্রনা দেবেনা অন্যদিনের মতো । বাতাসে ধূলার সঙ্গে যেন থাকবে নতুন কোন বার্তা । প্রকৃতির কোন বিরোধিতাকেই কেয়ার করবো না আমরা । ভিড়ের মধ্যে ঘামের সঙ্গে বিরক্তি চুইয়ে পড়বে [ . . . ]
পুলিশ জানায় , ধামরাইয়ের চুইন্না গ্রামের সামসুল হকের ছেলে মোতালেব হোসেন ( ২৬ ) গত ১ জুন ধানতারা বাজার থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে দুই যাত্রী নিয়ে কুশুরার দিয়ে রওনা হয় । সে ধামরাইয়ের ঢালিপাড়া গ্রামে পৌঁছলে যাত্রীবেশী দুর্বৃত্তরা মোটরসাইকেল চালক মোতালেব হোসেনকে জবাইয়ের পর তার লাশ ধান ক্ষেতে ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় । এ ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের হয় । খুন হওয়ার ২৬ দিন পর আজ দুপুরে ঘটনাস্থলের পাশ থেকেই পরিত্যক্ত অবস্থায় স্থানীয় পাগলা মিয়া নামের এক কৃষক একটি বিদেশি রিভলবার দেখতে পান । পরে খবর পেয়ে পুলিশ রিভলবারটি এবং পাশ থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করে । এ ব্যাপারে ধামরাইয়ের কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ - পুলিশ পরিদর্শক আব্দুল জলিল জানান , রিভলবারটি ওই খুনিরাই ফেলে রেখেছে কিনা তা তদন্ত করা হচ্ছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / শাসি / ১৯ . ২৪ ঘ . )
Download XML • Download text