ben-39
ben-39
View options
Tags:
Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.
বেসরকারি শিক্ষকদের জাতীয় স্কেলের অধীনে নেয়ার কোনো কার্যকর পদক্ষেপ নেই । বেকার সমস্যা সমাধানে ফলপ্রসূ কোনো উদ্যোগ দেখা যায়নি । প্রাথমিক বিদ্যালয় ও ন্যাশনাল সার্ভিসের নামে দলীয় কর্মীদের পুনর্বাসনের উদাহরণ সৃষ্টি করেছে সরকার । সীমান্তে বাংলাদেশী হত্যায় তেমন কোনো প্রতিবাদ কিংবা দৃঢ় মন নিয়ে কোনো আলোচনাও করেনি সরকার ।
জয়নাল বলিলেন , " আমরা এক সময়ে বন্দি - অথচ পরস্পর শত্রুভাব । ইহা কম আশ্চর্যের কথা নহে । অগ্রে এই পাপাত্মার পরিচয় দিয়া শেষে আমার কথা বলিতেছি । ইহার নাম জগৎরাষ্ট্র । এই পাপাত্মার মন্ত্রণাতেই মহাত্মা হাসানবংশ একেবারে বিনাশ । প্রভু হোসেনের বংশও সমূলে ধ্বংস হইবার উপক্রম হইয়াছিল , ঈশ্বর রক্ষা করিয়াছেন । সে কথা এই দুরাচার নিজমুখে স্বীকার করিয়াছে । ' কী ভ্রম ! কী ভ্রম ! ' ঐ ভ্রমই মঙ্গলের মূল কারণ । এই নরাধমই সকল ঘটনার মূল । সেই সকল সাংঘাতিক ঘটনার বিষয় যাহা আমি মাতার নিকট শুনিয়াছি , আর যাহা স্বচক্ষে দেখিয়াছি , সংক্ষেপে বলিতেছি । আমি আপনাদের নিকট বিচারপ্রার্থী । "
শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হবে বিলবোর্ড । এছাড়া বিশ্বকাপকে স্বাগত জানাতে দেশজুড়ে শোভা পাবে ব্যানার , ফেস্টুন , পোস্টার আর কাটআউট ।
নীচের উল্লেখিত আয়াতে ও মানুষের ভ্রুণ বিকাশের স্তরগুলো উল্লেখ করা হয়েছে ।
লেখক বলেছেন : আপনি কী ১৯৫ জন যুদ্ধাপরাধী বিষয়ক তিনপার্টির বা ত্রিদেশীয় চুক্তির কথা বলছেন ? আমি মিরাজের ফ্যাক্টসের সংকলন কাজের মনে করি । ব্যাখ্যা নয় । আওয়ামি - বিএনপির মাঠের ঝগড়ায় হয়ত এর মূল্য আছে , জামাতের কাছেও আছে । কিন্তু শেখ মুজিবকে দায়ী করে খাটো করা সমর্থন করি না । বিচার করতে পারিনি বলে মিরাজের মাফ চাওয়াকেও ঠিক মনে করি না । এতে শেখ মুজিবকে অবিচার করা হয়েছে । এনিয়ে আলাদা পোষ্ট আমাকে অবশ্যই করতে হবে । ১৯৫ জন যুদ্ধাপরাধী শেখ মুজিবকে মাফ করতে হয়েছে ফলে আর যুদ্ধাপরাধীর বিচার বলে কিছু নাই - জামাতের একথার কোন আইনি মূল্য নাই । এটা মিথ্যা কথা । কোর্টেও জামাতের একথা টিকবে না । তবে একথা দিয়ে জামাত যদি বাংলাদেশের রাজনৈতিক সত্ত্বার সাথে কোন রাজনৈতিক মীমাংসার ইঙ্গিত করে থাকে সেটা আলাদা ।
ভাই , সত্য কথা বলার জন্য ধন্যবাদ । আমিও জানি বেশী ভাল হয়নি , কারন এটা তাড়াহুড়ো করে করেছিলাম ।
o দলিল রেজিস্ট্রির জন্য গ্রহণের পর বালামে নকল পূর্বক তা স্থায়িভাবে সংরক্ষণ করা হয় ।
পোস্ট করা হয়েছে : বৃহঃ ডিসেম্বর ১৭ , ২০০৯ ১ : ০৬ পূর্বাহ্ন
রাদওয়ানের বরাত দিয়ে সরকারি সংবাদ সংস্থা মেনা নিউজ জানিয়েছে , এই মুহূর্তে বিশ্বব্যাংক ও আইএমএফ ' র কাছ থেকে মিসরের ঋণ গ্রহণের কোনো প্রয়োজন নেই ।
তবে বিস্ময়কর তথ্য , ইউএসবি পোর্টের যে কোনো সময় বন্ধ অবস্থায় ল্যাপটপটি চার্জ দেয়া যাবে । ৬ সেল ব্যাটারি সম্বলিত ল্যাপটপটির পাওয়ার ব্যাকআপ ক্ষমতা ৫ . ৫ ঘণ্টা পর্যন্ত ।
লেখক বলেছেন : হু , রেকমেন্ড করার মত সিনেমা , নিঃসন্দেহে অনেক ধন্যবাদ আপনাকে
২ . আমি একটা জিনিষ নিজে বুঝি না বা যদি মনে করি বুঝি অন্যকে বোঝাতে পারি না । সিকিউটির একমাত্র কার্যকরি পদ্ধতি নিজের আক্কেল জ্ঞান । আমার ক্রেডিট কার্ডের নাম্বার চুরি করে কে কি কিনতে পারবে ? আমার পাসওয়ার্ড চুরি করে ইমেল দেখা যাবে । ব্রডব্যন্ড নেটের একাউন্টের পাসওয়ার্ড চুরি করে কোন লাভ নাই । বাংলাদেশে ডায়ালআপে অনেক আইএসপি কলার আইডি যুক্ত করেছে ( কেবল বিশেষ ফোন নাম্বার থেকেই ইন্টারনেট ব্যবহার করা সম্ভব ) বলে শুনেছি । আর কি চুরি করার আছে ? ( চ্যাটের লগ দেখে এক বন্ধুর মেয়ে সেজে চ্যাট করা দেখে মজাই লেগেছে ) । আর অভ্রের আড়ালে লগার বানানোর চেয়ে আরও শত সহজ উপায় আছে । এখানে আমি বিস্তারিত বলতে পারছি না সংগত কারনে ।
নির্যাতিত বলেছেন : দেশ হোক যুদ্ধপরাধী ও বিএনপি মুক্ত
এ বাজেট রুখতে হবে দেশ - বিদেশে দুর্বার আন্দোলনের মাধ্যমে । অপরদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ , যুবলীগ , স্বেচ্ছাসেবক লীগ , শ্রমিক লীগের পক্ষ থেকে আব্দুস সামাদ আজাদ , হাজী এনাম , মিসবাহ আহমেদ , ফরিদ আলম , জাকারিয়া চৌধুরী , শামসুল আলম , কাজী আজিজুল হক খোকন , মহিউদ্দিন দেওয়ান , মাহমুদুন্নবী বাকী , শেখ সেলিম , ড . খন্দকার মনসুর এনাকে বলেছেন , বাংলাদেশকে এগিয়ে নেয়ার এক্ষেেত্র প্রস্তাবিত বাজেট সহায়ক শক্তি হিসেবে আবির্ভূত হবে । এজন্যে দরকার দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়া । বিশ্বায়নের এ যুগে দেশপ্রেমিক প্রতিটি নাগরিকের উচিত হবে দলমতের উর্দ্ধে উঠে সামগ্রিক উন্নয়নের স্বপ্ন বাস্তবায়িত করতে সহায়তা দেয়া ।
বরাবরের মতই দারুন ২য় ছবিটা তো শেয়ার করা যেত নাকি
২ . ওপেন সোর্স সফটওয়্যার ও লিনাক্সের প্রসার ঘটানো
ফ্রিল্যান্সিং » hasanam03 » ১৮ জুন , ২০১১ » 5 টি মন্তব্য » 671 বার দেখা হয়েছে
আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার স্ট্যাটাসখানি , কৌতুহল ভরে . . . ?
কি ভীষন অগনতান্ত্রিক এই রাষ্ট্রীয় পুঁজিবাদ । ঝুঁকি আর ক্ষতির ভাগ সে জনগনের ঘাড়ে চাপাতে সিদ্ধহস্ত , অথচ লাভ ভাগাভাগির কথা আসলেই মুখে কুলুপ আঁটে ।
নীলতারা বলেছেন : আমি খুব আস্তে আস্তে বললাম " তোমার সাথে দেখা করার গুষ্ঠি কিলাই । " ওরে কে আছিস ? আমাকে ধর !
আপনার দেয়া ডাউলোডের পর ডাবল ক্লিক করে রান করার পর কিছু হচ্ছে না । এটাই বোঝাতে চেয়েছি । আমি ব্যবহারকারী । ধন্যবাদ ।
সংসদ রিপোর্টার ॥ দ্রব্যমূল্যের উর্ধগতি অব্যাহত থাকলেও সংসদীয় কমিটি দাবি করেছে , নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রয়েছে । আসন্ন রমজান মাসেও পণ্যের দাম স্থিতিশীল থাকবে । সমপ্রতি রাজধানীর কয়েকটি কাঁচাবাজার পরিদর্শন করে এ প্রতিবেদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি । গত ১৫ জুন সংসদীয় কমিটির বাজার পরিদর্শনের সময় সাংবাদিকরা উপস্থিত থেকে পণ্যের মূল্য হঠাৎ করেই কমে যাওয়ার তথ্য পেলেও এ সংক্রান্ত কিছু উলেস্নখ নেই কমিটির প্রতিবেদনে । গতানুগতিক ওই প্রতিবেদনে বলা হয়েছে , বাজেটের কোন প্রভাব বাজারে পড়েনি । প্রতিবেদনে আসন্ন রমজানে পণ্যমূল্য নিয়ে সরকারকে কোন সুপারিশও করেনি কমিটি । রবিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ প্রতিবেদনটি উপস্থাপন করা হয় । কমিটির সভাপতি এবিএম আবুল কাসেম বৈঠকে সভাপতিত্ব করেন । কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারম্নক খান , টিপু মুনশি এবং রম্নমানা মাহমুদ বৈঠকে অংশগ্রহণ করেন । বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় সমপর্কিত স্থায়ী কমিটি গঠিত ১ নং সাব - কমিটির রিপোর্ট উত্থাপন করা হয় । বৈঠকে বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় । গত ১৫ জুন বাণিজ্য মন্ত্রণালয় সমপর্কিত স্থায়ী কমিটির মোহাম্মদপুর টাউনহল বাজার , মোহাম্মদপুর কৃষি মার্কেট , কারওয়ান বাজার সরেজমিনে পরিদর্শনের রিপোর্ট কমিটিতে উপস্থাপিত হয় এবং তা নিয়ে আলোচনা হয় । বৈঠক শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি এবিএম আবুল কাসেম জানান , রমজানকে সামনে রেখে কমিটি যে বাজার পরিদর্শন করেছিল তার প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করা হয়েছে । নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রয়েছে । আসন্ন রমজান মাসেও পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশা করা যাচ্ছে । তিনি বলেন , বাজার পর্যবেৰণ করে যা দেখলাম তাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সনত্মোষজনক পর্যায়ে রয়েছে । বাজেটের পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে তেমন কোন পরিবর্তন হয়নি । সরবরাহ কম থাকায় কিছু পণ্যের দাম কিছুটা বেড়েছে । তবে বাজেটের কোন ধরনের প্রভাব বাজারে পড়েনি । এদিকে বৈঠকে ট্র্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে ( টিসিবি ) শক্তিশালী করতে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত উপকমিটি প্রতিবেদন উত্থাপন করেছে । প্রতিবেদনে টিসিবির সমসত্ম সম্পদের ব্যাপারে উলেস্নখ করা হয়েছে । এছাড়া ভঙ্গুর টিসিবি শক্তিশালী করতে টিসিবির পুরনো ভবনগুলো ভেঙ্গে নতুন করে ১৫ তলাবিশিষ্ট বহুতল ভবন নির্মাণের সুপারিশ করা হয়েছে । টিসিবির জনবল বৃদ্ধিতে কমিটি যে সুপারিশ করেছিল তা বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় গ্রহণ করেছে । এছাড়া বৈঠকে টিসিবির নিজস্ব তহবিল গঠনে সরকারের পৰ থেকে ১ হাজার কোটি টাকা অনুমোদন দেয়া হয়েছে ।
সে তো কতো আগের কথা । বিপ্র ভাই দেখি অনেক কিছুই খেয়াল করে এবং মনে রেখে দেয় : )
নোয়াখালী , ৬ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি বেদখল হচ্ছে । দখল প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরস্পরকে দোষারোপ করছে । এক শ্রেণীর অসাধু কর্মকর্র্র্তা - কর্মচারীর জোগসাজশে এলাকার প্রভাবশালী মহল সরকারি জমি দখল করছে বলে জানা গেছে ।
আছে মানে ! খোদ আওয়ামী লীগেই তো দু ' জন আছেন । এই মুহুর্তে নামগুলো মনে করতে পারছি না । আপনি চাইলে সংসদীয় আসন সহ মাননীয় সদস্যদের নাম জানানোর আশা রাখি ।
প্রধান খাদ্য চালসহ আরও কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের লাগাম টেনে ধরতে সাত দফা সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে সরকার । এর মধ্যে রয়েছে খোলাবাজারে চাল বিক্রি বা ওএমএস চালু , জরুরি ভিত্তিতে ছয় লাখ টন চাল আমদানি , খাদ্যবাহী যান . .
আবু সায়েম , ৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : শেয়ারবাজারের বিনিয়োগ থেকে ২ হাজার ২শ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে প্রবাসী বিনিয়োগকারীরা । বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদন সূত্রে মিলেছে এ তথ্য । প্রতিবেদনে জানা যায় , গত দুই অর্থবছরে ( ২০০৮ - ০৯ , ০৯ - ১০ ) প্রবাসীরা বাজারে যে টাকা বিনিয়োগ করেছে তার প্রায় দ্বিগুণেরও বেশি টাকা বিদেশে নিয়ে গেছে । দুই বছরে শেয়ারবাজারে প্রবাসীদের বিনিয়োগের পরিমাণ ছিল ৯শ ৬৫ কোটি ৩৪ লাখ টাকা । বিদেশে নিয়ে গেছে ২ হাজার ২শ ১ কোটি টাকা । দেশের পুঁজিবাজারের মোট বিনিয়োগের প্রায় ৮ শতাংশ বিনিয়োগ প্রবাসীদের । দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে দেশে বিনিয়োগ নিরাপদ নয় মনে করে তাদের অর্থ বিদেশে নিয়ে গেছে বলে জানা যায় । অন্যান্য আর্থিকখাত থেকেও এ সময় বিনিয়োগ তুলে নেয় তারা । জুলাই ২০০৮ - ০৯ অর্থবছরে বাজারে প্রবাসীরা বিনিয়োগ করেছে ৩৮২ কোটি ৪৭ লাখ টাকা । একই সময়ে দেশ থেকে নিয়ে গেছে ১ হাজার ২শ ৭২ কোটি ৯৪ লাখ টাকা । বিনিয়োগের চেয়ে চারগুণ পরিমাণ টাকা তারা বিদেশে নিয়ে গেছে । জুলাই ২০০৯ - ১০ অর্থবছরেও একই চিত্র । এ সময় প্রবাসীরা শেয়ারবাজারে বিনিয়োগ করেছে ৫শ ৮৩ কোটি টাকা । দেশ থেকে নিয়ে গেছে ৯শ ২৮ কোটি টাকা । ২০০৯ - ১০ অর্থবছর বিশ্লেষণ করলে দেখা যায় , ২০০৯ সালের জুলাইয়ে বাজারে বিনিয়োগ ১৩ কোটি ১৫ লাখ টাকা । বিদেশে নিয়ে গেছে ১৩২ কোটি ২৮ লাখ টাকা । ২০০৯ সালের ডিসেম্বরে প্রবাসীকর্তৃক বাজারে বিনিয়োগ হয়েছে ৩৪ কোটি ৬২ লাখ টাকা । তারা বিদেশে নিয়ে গেছে ৭৬ কোটি ৫৬ লাখ টাকা । ২০১০ সালের জানুয়ারিতে প্রবাসীরা বাজারে বিনিয়োগ করেছে ৬৩ কোটি ৭৮ লাখ টাকা । বাজার থেকে নিয়ে গেছে ৯৬ কোটি টাকা । অর্থবছরের শেষ মাস ২০১০ সালের জুনে এ বাজারে বিনিয়োগ ছিল ৯৭ কোটি ৬৯ লাখ টাকা । বাজার থেকে বিদেশে চলে গেছে ২শ ৩৫ কোটি ৬৮ লাখ টাকা । ( শীর্ষ নিউজ ডটকম / এএস / এএএ / এআইকে / ০০ . ১৯ঘ . )
লক্ষীপুর , বাংলাদেশনিউজ২৪x৭ . কম শুক্রবার দুপুরে জেলার কমলনগর উপজেলার চরমাটিন মুন্সিরহাট মাদ্রাসায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ছায়েদের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় মাদ্রাসার শিক্ষক ও ছাত্রসহ ১৫ জন আহত হয়েছে । গুরুতর আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম ( ২৬ ) আব্বাছ উদ্দিন ( ৩৫ ) ইউছুফ ( ৩২ ) কে সদর হাসপাতালে ও আবদুর রব ( ৫৫ ) আবুল কালাম ( ৫৬ ) আবদুল ওহাব ( ৩৬ ) মাওলানা ইসমাইল ( ৪৫ ) আবদল ওয়াহেদ ( ৪২ ) মামুন হোসেন কে ( ২০ ) কমল নগর হাসপাতালে ভর্তি করা হয়েছে । প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায় , দীর্ঘদিন ধরে উপজেলার চরমাটিন ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার জমি নিয়ে আবদুল বাতেন ওরফে বাবুল গংদের সাথে বিরোধ চলে আসছে । উক্ত জমি বিরোধের জের ধরে দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাই আবুল খায়েরের নেতৃত্বে বাবুল গংরা মাদ্রাসার জমি দখল করার জন্যে আসে । এ সময় মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা বাধা দিলে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক ও মারধরের ঘটনা ঘটে । এতে সায়েদ চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রকাশ্যে মুন্সিরহাট বাজার ও ওই মাদ্রাসায় অতর্কিত ছাত্র শিক্ষক ও জনতার ওপর হামলা চালায় । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / এসআরএস / এসএ
> > আর সিস্টেম রিস্টোর পয়েন্ট কি কি ডাটা সেভ রাখবে তা ঠিক করে দিতে পারবেন Restore Settings থেকে । আর এবারে নিশ্চয়ই কিভাবে সিস্টেম রিস্টোর পয়েন্ট অপশনটি বন্ধ করে রাখতে পারবেন তাও খুজে পেয়েছেন ? ৩ নাম্বার সেটিংসটির কথাই বলছি ।
( দেশ বিদেশের বিভিন্ন পত্র পত্রিকা থেকে তথ্য ও হুবহু কিছু লিখা সংরহ । প্রবাসীর দেশ প্রেম বুঝাবার জন্য এই মূল্যবান লেখা ও তথ্যের আশ্রয় নিয়েছি । আমার দেশ , সমকাল , ইত্তেফাক , প্রথম আলো , যুগান্তর , সময় , আমি সবার কাছে কৃতজ্ঞ )
কামরাঙ্গীরচরে নিহত ব্যবসায়ীর স্বজনরা জানান , পাকাপুল মাদবর বাজারে আবুল কাশেমের লাকি ট্রেডার্স নামে রড সিমিন্টের ব্যবসা রয়েছে । তিনি মাঝে মধ্যে দোকানঘরেই রাত কাটাতেন । তার বাসা বাজারের কাছেই । সকাল সাড়ে ৭টায় পরিবার ও স্থানীয় লোকজন দোকানটি ভেতর থেকে বন্ধ দেখে তাকে ডাকাডাকি করে । পরে দোকান ভেঙে ভেতরে ঢুকে কাশেমের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিলিং ফ্যানে ঝুলন্ত লাশ উদ্ধার করে । তার হাত পেছন থেকে রশি দিয়ে বাঁধা ছিল । এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল । পুলিশের ধারণা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে । হত্যাকাণ্ডের কারণ তাত্ক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ । ঘটনাস্থলে উপস্থিত কামরাঙ্গীরচর থানার এএসআই শফিক জানান , সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নিহতের শরীরের বিভিন্ন স্থনে ধারালো অস্ত্র ছাড়াও বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে । মৃতের হাত পেছন দিক থেকে বাঁধা ছিল ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাহারা খাতুন বলেন , দেশের প্রথম স্বতন্ত্র নারী …
ঝাল টক বলেছেন : ভারতের পা চাটা গোলাম হাম্বালীগ এই জাতীর সাথে বেঈমানী করেই চলেছে . . .
জাকারিয়া ভাই , আপনাকে অসংখ্য ধন্যবাদ , পেপাল না থাকার কারনে প্রতিদিন ২৫০ ডলারের কাজ পেয়েও হারিয়েছি । যা ছিল দীর্ঘ মেয়াদী একটি কাজ । এখন আমার মনের অবস্থা আপনি নিশ্চই বুঝবেন । আবারো ধন্যবাদ্ ।
লেখক বলেছেন : স্তব্দ্ধতা ও মনজুরুল হক আপনাদের দুজনকেই বলছি এই প্রসঙ্গ নিয়ে পরস্পরের প্রতি আপনারা কেউই মন্তব্য আর না লিখে আমাকে বাধিত করবেন । পোষ্টটাকে রক্ষা করতে আমাকে সাহায্য করুন , প্লিজ ।
ইন্দিরাদি , একটু যেন তাড়াহুড়ো হয়ে গেল না ? মানে গল্পের গতিটা এতটা বদলালে মনে হয় ভালো হত মনে হচ্ছে ।
কবীর হুমায়ূন জুন ১৭ , ২০১১ @ ১১ : ১৭ অপরাহ্ন
নিউইয়র্ক থেকে এনা : জেএফকে এয়ারপোর্টে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কাল পতাকা দেখাতে আসা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা - কর্মীরা দাবি করেন যে , একাত্তরের যুদ্ধাপরাধী এবং তারেক রহমান ও আরাফাত রহমানের দুর্নীতির বিচার বন্ধে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য প্রশাসনের সমর্থন লাভে ব্যর্থ হয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ।
বাবুর বড় বিপদ , ২৫ ইঞ্চি দীর্ঘ প্রত্যঙ্গ নিয়ে গাড্ডায় পড়েছে সে । কোনও মেয়েকে সে ঠিক খুশি করতে পারে না , আবার এই আকৃতি নিয়ে তার নিজেরও নানা হাঙ্গামা । একদিন জঙ্গলে এক দরবেশ বাবার আস্তানায় ধর্ণা দিলো সে । তার সমস্যার কথা খুলে বলে কাকুতিমিনতি করে জানালো , বাবা যদি কোনোভাবে ২৫ ইঞ্চি থেকে তাকে ১০ - এ নামিয়ে আনতে পারেন , সে সারাজীবন কৃতজ্ঞ থাকবে । দরবেশবাবা মিনিট পাঁচেক চোখ বুঁজে ধ্যান করে বললেন , " এখান থেকে সোজা উত্তর দিকে বনের এভতর পাঁচশ কদম হাঁটলে একটা কুয়ো পাবি । ওখানে বাস করে এক মাদী ব্যাং , কিন্তু মানুষের জবানে কথা বলে । তাকে শুধাবি তোকে সে বিয়ে করতে চায় কি না । যদি উত্তরে না বলে , ৫ ইঞ্চি কমে যাবে । এখন যা বেটা । হক মাওলা ! " বাবু ৫০০ কদম এগিয়ে কুয়ো খুঁজে পেলো । ভেতরে উঁকি দিয়ে দেখলো , বাস্তব , একটা ব্যাং বসে । সে গলা খাঁকরে শুধালো , " ইয়ে ব্যাংকুমারী , তুমি আমায় বিয়ে করবে ? " গম্ভীর গলায় উত্তর এলো , " না ! " বাবু টের পেলো , ২০ - এ নেমে গেছে সে । কিন্তু এতেও অসুবিধা হবে ভেবে সে আবারো জিজ্ঞেস করলো , " ও ব্যাংকুমারী , তুমি আমায় বিয়ে করবে ? " আবারও গম্ভীর গলায় উত্তর এলো , " না ! " বাবু ১৫ - তে নেমে এলো । উল্লসিত বাবু আবারো জিজ্ঞেস করলো , " বলি ও ব্যাংকুমারী , তুমি আমায় বিয়ে করবে ? " এবার উত্তর এলো , " এক কথা কতবার বলবো তোকে ব্যাটা হারামজাদা ? না , না , না ! "
প্রথম ও দ্বিতীয় সারিতে ৭ জন করে এবং দ্বিতীয় ও তৃতীয় সারিতে যথাক্রমে ৫ ও ৯ জন সদস্য উপস্থিত ছিলেন । জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ না থাকলেও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু উপস্থিত ছিলেন ।
লেখক বলেছেন : জ্বী ভাইয়া , আমরা একটু একটু করে আরো উদার হতে পারবো আর ওদের মুখে হাসি ফুটবে । মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
১৬ / ১৮৪৫ নোবেলজয়ী [ ১৯০৮ ] পদার্থবিদ গাব্রিয়েল লিপমানের জন্ম । ১৬ / ১৯০৪ নোবেলজয়ী [ ১৯৪৬ ] মার্কিন রসায়নবিদ ওয়েনডেল মেরিডিথ স্ট্যানলির জন্ম । ১৬ / ১৯৭৩ নোবেলজয়ী [ ১৯৫২ ] অণুজীববিজ্ঞানী সেলমান ওয়াকসম্যানের মৃত্যু । ১৯ / ১৬৬২ ফরাশি গনিতজ্ঞ ও পদার্থবিদ বেলেসি প্যাসকেল এর মৃত্যু ।
নিউজডেস্ক , বাংলাদেশনিউজ২৪x৭ . কম সংবিধানের পুণর্মুদ্রণ নিয়ে বিরোধী দল উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে দাবি করে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন , আদালত হচ্ছে সংবিধানের অভিভাবক । আদালত সংবিধানকে সংশোধন করেনি বরং ৫ম সংশোধনীর রায় দিয়ে সংবিধানকে রক্ষা করেছে । বুধবার বাংলাদেশ আর্কাইভ এন্ড রেকর্ড ম্যানেজমেন্ট সোসাইটি ( বারমস ) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন । বারমস ' র সভাপতি প্রফেসর ড . শরীফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় যাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে সংস্কৃতি সচিব মিসেস সুরাইয়া বেগম , ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন । আইনমন্ত্রী বলেন , মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নথিপত্র অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসে বিলুপ্ত করে ফেলেছে । যে কারণে কর্নেল তাহেরের গোপন বিচারের নথি আদালত তলব করার পরও খুঁজে পাওয়া যাচ্ছে না । এজন্য দেশের আর্কাইভ ও নথিপত্র সংরক্ষণে সচেষ্ট হতে হবে । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / এসএ .
বলা বাহুল্য , এর পর লেখক সেই মৃত্যুর ছায়ায় ঢাকা আরাস - উড়ানে যান এবং বেঁচে ফিরে এসে , ওই অপূর্ব উপন্যাসটি লিখেও ফেলেন । পরে , বেশ কিছু দিন পরে , আর এক উড়ানে গিয়ে স্যান্তেক্সুপেরি বরাবরের মতো হারিয়ে যান । এবং আক্ষরিক অর্থে রূপকথার নায়ক হয়ে ওঠেন । ফ্রান্সে স্মরণীয় , বরণীয় বই লেখার একটাই মহান গণতান্ত্রিক শাস্তি - অমরত্ব । না হলে সে দেশের বুধসমাজ লাকাদমি ফ্রঁসে - র সদস্যদের বলা হয় কেন ' ইমর্তেল ' বা অমর ? মহান রাষ্ট্রনায়ক শার্ল দ্য গল দার্শনিক সার্ত্রকে গ্রেফতার করার প্রস্তাবে বলেন কেন ' কোনও রাষ্ট্র তার ভলত্যারকে জেলে পোরে না ' ? কেন বলা হয় সাম্য মৈত্রী ও স্বাধীনতা মন্ত্রের উদ্গাতা ফ্রান্স আসলে একটা আইডিয়া , এক মহৎ ধারণা ?
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » ঈদের দিনে ভূমিকম্প
শুনেছি সুখেই বেশ আছো , কিছু ভাঙচুর আর তোলপাড় নিয়ে আজ আমিও সচ্ছল , টলমল অনেক কষ্টের দামে জীবন গিয়েছে জেনে মূলতই ভালোবাসা মিলনে মলিন হয় , বিরহে উজ্জ্বল ।
ঢাকা , ২৬ জুন ( শীর্ষ নিউজ ডেস্ক ) : জেমস বন্ড তারকা ড্যানিয়েল ক্রেগ বিয়ে করলেন অস্কারখ্যাত রাসেল ওয়েজকে । আজ রোববার নিউইয়র্কে ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয় । ক্রেগের মুখপাত্র রবিন . . . . বিস্তারিত পড়ুন »
পটুয়াখালী প্রতিনিধি ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে দেড় ঘণ্টাব্যাপী দফায় দফায় হামলায় পটুয়াখালীর দশমিনা উপজেলা শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে । উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত নির্ধারিত প্রতিবাদ সভায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ হামলা চালায় । হামলায় সাংবাদিকসহ অন্তত ৩৮ জন আহত হয়েছেন । গতকাল বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত দশমিনা শহরে এ হামলার ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানান , দশমিনা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপকূলীয় ভূমিহীন কৃষক - কৃষানী ফেডারেশনের প্রভাবশালী নেত্রী সামসুন্নাহার খান ডলিকে সম্প্রতি লাঞ্ছিত করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ লিটন ও তার বাহিনী । এ ঘটনার প্রতিবাদে গতকাল বেলা ১১টায় নলখোলা স্টেশনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় । বিভিন্ন চরাঞ্চল থেকে ট্রলারযোগে লোকজন আসতে থাকে । উপজেলা আওয়ামী লীগ নেতা লিটনের উদ্যোগে একই সময় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়ে মাইকে ব্যাপক প্রচার চালায় বুধবার রাত থেকে । দুটি গ্রুপের পাল্টাপাল্টি প্রতিবাদ সভা ডাকাকে কেন্দ্র করে শহরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে । যে কোনো ধরনের সহিংসতা রোধে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় । সার্বিক পরিস্থিতি মোকাবিলার জন্য নিয়োজিত করা হয় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট । দুপুর ১২টার দিকে লিটনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে । কিছুক্ষণ পর দশমিনা ডিগ্রি কলেজসংলগ্ন খাল দিয়ে মহিলা ভাইস চেয়ারম্যানের পক্ষে ট্রলারযোগে আসা লোকজনের ওপর লিটনের সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা চালায় । এ সময় ১০ জন আহত হন । আতঙ্কিত অনেক নারী পানিতে ঝাঁপিয়ে পড়েন । এ সংবাদ ছড়িয়ে পড়লে নলখোলা স্টেশন ও ভূমি অফিসসংলগ্ন এলাকায় ডলির নেতৃত্বে পূর্ব ঘোষিত প্রতিবাদ সভা শুরু হয় । এতে ক্ষিপ্ত হয়ে লিটনের সেকেন্ড ইন কমান্ড নামে খ্যাত টোকাই ভুট্টোর নেতৃত্বে প্রায় ৩০ / ৩৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী প্রতিবাদ সভায় হামলা চালায় । এ সময় ডলি , তার ভাই লিয়ার , মাইটিভির সাংবাদিক মনির হোসেন বাদল , মিজানুর রহমানসহ অন্তত ২৮ জন আহত হয়েছেন । ভাংচুর করা হয়েছে মাইকসহ রিকশা এবং বাসাবাড়ি । কিছুক্ষণ পর ডলির লোকজন একত্রিত হলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় । ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো . সাইফুল ইসলাম জানান , পুরো ঘটনা মনিটরিং করা হচ্ছে । এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না । দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো . হাবিবুর রহমান জানান , পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের কার্পণ্য করা হয়নি । আপ্রাণ চেষ্টা চলছে আইনশৃঙ্খলা রক্ষার জন্য । আহত মহিলা ভাইস চেয়ারম্যান সামসুন্নাহার ডলি এ ঘটনার জন্য লিটনকে দায়ী করে জানান , এটি পূর্বপরিকল্পিত ঘটনা । প্রতিবাদ সভা না করার জন্য এ ষড়যন্ত্র । অভিযুক্ত আওয়ামী লীগ নেতা লিটন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে জানান , পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারা । কে বা কারা কোথায় হামলা করেছে তা তিনি জানেন না । http : / / www . amardeshonline . com / pages / details / 2010 / 07 / 30 / 36566
সাবিহা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্রী । তিনি নিজের গালে এঁকে নিচ্ছেন বাংলাদেশের পতাকা ।
সাম্প্রদায়িক ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ায় সেখানে যে ধর্মীয় সংখ্যালঘু জনগণ বৈষম্যের শিকার হবেন এটা স্বতঃসিদ্ধ বলে ধরে নেয়ার সাথে সাথে সাধারণভাবে এটাও ধরে নেয়া হয় যে জাতীয়তাবাদেই এই সমস্যার সমাধান নিহিত । পাকিস্তান আমলে শাসক শ্রেণী কর্তৃক গণতান্ত্রিক আন্দোলন দমনে সাম্প্রদায়িকতাকে ব্যবহার , এর মোকাবেলা করতে গিয়ে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনকেই একই সাথে সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের সাথে অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত হয়ে পড়া এবং এই সকল গণতান্ত্রিক আন্দোলন শেষ পর্যন্ত একটি জাতীয়তাবাদী আন্দোলনে পরিণত হওয়ার ফলে উপরোক্ত ধারনাটি এদেশে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হয় । ১৯৭২ সালের সংবিধানে জাতীয়তাবাদকে নতুন রাষ্ট্রের আদর্শ হিসেবে স্বীকৃতি দেয়া হয় । এই স্বীকৃতি সত্ত্বেও আমার দেখেছি যে এদেশে ধর্মীয় সংখ্যালঘু সমস্যার কোন সমাধান হয় নি এবং ১৯৭২ সালেই তা নতুন রূপে আবির্ভূত হয় । ' অর্পিত সম্পত্তি আইনের ' আড়ালে ' শত্র " সম্পত্তি আইনের ' ধারাবাহিকতা রক্ষিত হওয়ার মাধ্যমেই তার প্রথম প্রকাশ ঘটে ।
এ ঘটনার মধ্যে দিয়ে পরিষ্কার , যুদ্ধাপরাধী চক্র খুবই সংঘবদ্ধ এবং তারা ব্রিটেনের একটি প্রধান সারির পত্রিকার ওপর সাময়িক কিংবা সুদূরপ্রসারীভাবে চাপ তৈরি করতে সক্ষম । গণতান্ত্রিকতা ও বাকস্বাধীনতা চর্চার সুযোগ গ্রহণ করে যুদ্ধাপরাধীরা এখন এখানে গণতান্ত্রিক আইনী পদ্ধতিতে ঐতিহাসিক ও প্রতিষ্ঠিত সত্যকেও পাল্টে ফেলার অপচেষ্টা চালাচ্ছে । কয়েকদিন আগে আমরা দেখেছি , ব্রিটেন থেকে ইসরাইলের যুদ্ধাপরাধী এহুদ বারাককে সদর্পে ঘুরে যেতে ; আর এখন দেখতে পাচ্ছি , বছরের পর বছর ধরে এখানে বসবাসকারী এক যুদ্ধাপরাধীকে তার অপরাধ ঢাকার অপচেষ্টা চালাতে । আমাদের জানা মতে , চৌধুরী মুঈনউদ্দিনের পক্ষ থেকে লেখক এবং গার্ডিয়ান পত্রিকার বিরুদ্ধে মানহানি মামলা রুজু করার চেষ্টা চলছে । যদিও এখনো ঠিক বোঝা যাচ্ছে না , মুঈনউদ্দিনরা কি সত্যি সত্যিই মামলা করতে চায় নাকি মামলার ভয় দেখিয়ে যুদ্ধাপরাধের বিষয়গুলো নিয়ে কথা বলা মানুষদের কণ্ঠরোধ করতে চায় ।
প্রকৃতপক্ষে , রাষ্ট্রের স্বীকৃতি নজরুলকে আরও নিরাপত্তাহীন করেছে । রাষ্ট্রের স্বীকৃতি তাঁর সৃজনশীলতাকে সৃজনশীল উপায়ে উদ্ঘাটনের ও প্রয়োগের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ।
কিন্তু এখানেই সব শেষ নয় । এটা যদিও সত্য যে অধিকাংশ কুম্ভই দেরি করে বিয়ে করে , কিন্তু অবশেষে তারা ঠিকই বিয়ে করে । তাদের মধ্যে বিয়ের লক্ষণটা তখনই দেখা যায় যখন তাদের সর্বশেষ অবিবাহিত বন্ধুটিও বিয়ে করে কক্সবাজার হানিমুনে চলে যায় । তখন সে পেছনে পড়ে থেকে হঠাৎ উপলব্ধি করে একটা রহস্য সবাই উন্মোচন করে ফেললো অথচ তার সেটা চেখেও দেখা হলো না । স্বভাবতই , এই অবস্থা তার সহ্যাতীত । ঠুস করে দিয়ে বসে প্রস্তাব । হঠাৎ করেই , ইউরেনাস - শাসিত ব্যক্তিটি , আপনি তো জানেনই . . . ।
লেখক বলেছেন : আমার গল্পের সার্থকতা লইয়া আপনা সু ইন্তিত এবং বি শ্লেষন ধর্মী বক্তব্য আমাকে পরবর্তি লখার নিরন্তর উৎসাহ জোগাইবে । আপনার উৎসাহে আমি উৎসাহীত । ধন্যবাদ ।
" আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই এবং মোহাম্মদ ( সঃ ) আল্লাহর রাসূল । "
সে তুলনায় বাংলাদেশি জাহাজ সবার সহযোগিতায় অনেক আগেই মুক্তি পেয়েছে , বলেন মেহেরুল ।
মেঘলা আকাশ এবং বিষন্ন মন বলেছেন : অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা ।
ঢাকা , ২৭ জুন ( শীর্ষ নিউজ ডেস্ক ) : দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে আঘাত হানা টাইফুন মেরি ' তে ৯ জনের প্রাণহানি হয়েছে । আজ সোমবার রয়টার্স এ খবর জানায় । এদিকে উত্তর কোরিয়ায়ও জলোচ্ছ্বাস ও প্রবল বন্যা বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে । সিউলের কেন্দ্রীয় দুর্যোগ ও নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্র জানায় , টাইফুন পরবর্তী বন্যায় এ পর্যন্ত ৩ জন নিখোঁজ রয়েছে । সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানায় , দক্ষিণ উপকূলীয় হামইয়ং প্রদেশ ও কাংওয়ান প্রদেশে সামুদ্রিক জলোচ্ছ্বাস বয়ে যেতে পারে বলে সতর্ক করে দেয়া হয়েছে । অভ্যন্তরীণ বিমান চলাচল বাতিল ঘোষণা করা হয়েছে । গত এক সপ্তাহ আগে ফিলিপাইন ও ভিয়েতনামে এ রকম টাইফুনের আঘাতে ৩০ জনের প্রাণহানির ঘটনা ঘটে । ( শীর্ষ নিউজ ডটকম / এমইউ / এআই / ১৩ . ৪৯ঘ )
সমকালীন ভাবনা . . . ভিকারুন্নেসায় শিক্ষক কর্তৃক ছাত্রী ধর্ষণ ও সুশীল সমাজের নিরবতা
বৈঠক শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এসব কথা জানান ।
বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হয়েছিলো বঞ্চিত বাংগালী জাতীসত্বা জাগিয়ে তুলার জন্য । অপ্রিয় হলেও সত্য আমরা কিছু অদুরদর্শী নেতৃত্ব পেয়েছি যা আমাদের কাংখিত লক্ষে নিয়ে যেতে পারেনি । বাংলাদের রাষ্ট্র যে কারনে গঠিত হয়েছিলো সেই মুলমন্ত্রগুলো সামনে আনলেই ক্ষমতা জনগনের হাতে আসতে বাধ্য । তখন সে তার প্রয়োজনমত উতপাদন এবং বন্টন করবে । এখন প্রশ্ন আসতে পারে বর্তমান বিশ্বপ্রেক্ষাপটে এই চিন্তা কতটুকু বাস্তবিক ? বাস্তবতা তৈরী করে মানুষ । আত্ব পরিচয়ে পরিচিত হতে হলে আমাদেরই ডিসিশন নিতে হবে ।
আসলে এটা এমনই বিতর্কিত ব্যাপার আমরা এ ব্যাপারে আসলেই দ্বিধাবিভক্ত । এখানে একেক জনের মতামত একেকরকম । কিন্তু ৭১এর পুরো যুদ্ধের কথা বাদ দিলাম , ২৫শে মার্চ পাকিস্তানীরা যা করেছে , ১৪ই ডিসেম্বর পাকিস্তানীরা ও রাজাকাররা যা করেছে তাতেই আমার হিসাবে ওদের বেঁচে থাকারই কোনো অধিকার নাই । আমার আসলেই ঘৃনায় গা রি রি করে উঠে ওরা আবার এদেশের পতাকা লাগিয়ে রাস্তায় চলে . . . . . . . . . . . . . আমাদের জনপ্রিয় কিছু মুক্তিযেদ্ধারাই আবার তাদের সাথে ওঠে বসে , আন্দলন করে , পাশের চেয়ারেই বসায় , কেউবা আবার ২টা ভোটের আশায় ভোটের আগে ২ - ১দিন লাফিয়েই আবার পরবর্তী ভোটের জন্য অপেক্ষায় থাকে । . . . . . ওরা সাভারে , শহীদ মিনারে ফুল দেয় । আবার সেদিন দেখলাম এই মুক্তিযেদ্ধাকেই প্রকাশ্যে লাথি মারছে । কেথায় পায় তারা এত সাহস , কে দেয় তাদের অনুপ্রেরণা . . . . . . . . . . . . . . . . . . . . আসলে মাঝে মাঝে মনে হয় আসলে কাদের বিচার হওয়া উচিৎ ? আমাদেরই এসব বর্তমান রাজাকারদের । যাদের ছত্রছায়ায় তৈরী হয় বাংলা ভাই , মুফতি হান্নান ।
জার্নি শুরু করার আগে কিছু হোক আর না হোক , মিনিমাম রিক্যোয়ারমেন্ট হচ্ছে হাফলিটার কোক এবং চিপস । চেষ্টা করি সাথে মিউজিক প্লেয়ারটা রাখার ।
অযথা টপিক খোঁচাখুঁচি করবেন না । টপিক ভালোমত পড়ে , বুঝে মন্তব্য করুন । এই কর্মশালার তারিখ দেখুন ।
ভারতের আকাশে বাংলাদেশের চ্যানেলগুলো নিষিদ্ধ । বাংলাদেশের নাটক যখন কোলকাতায় জনপ্রিয়তা পেতে শুরু করে , তখন আমাদের চ্যানেলগুলোকে বন্ধ করে দেয়া হয় ওখানে । পক্ষান্তরে আমাদের আকাশ থেকে শুরু করে জল - স্থল সর্বত্র দখল করে আছে ভারতীয় চ্যানেল এমনকি ভারতীয় নানা পণ্য । কোন এক অজানা যাদুমন্ত্রবলে আমাদের সরকারগুলো এখন পর্যন্ত ভারতীয় চ্যানেল বাংলাদেশে নিষিদ্ধ করতে পারেনি । ভোটের রাজনীতি নিয়ে নিরন্তর হিসেব কষতে হয় যে রাজনৈতিক দলগুলোর তাদের পক্ষে সেটা সহজ না হবারই কথা । কারণ , বন্ধুরূপী ভারতপ্রভূর মনযুগীয়ে তাদের চলতে হয় । আরেকটি বিষয়ও তাদের ভয়ের কারণ , যে জনগণই ভোটের উৎস , সে জনগণের একটা শ্রেণী ভারতীয় চ্যানেল খায় , ভারতীয় চ্যানেল দেখতে দেখতে হাগু - মুতু করে এমনকি ঘুমায় । চ্যানেল বন্ধ করে সেই শ্রেণীর ভোটগুলো হারাতে চায়না সরকার । কিন্তু ভারতের চ্যানেলের দৌরাত্মে আমরা কি পাচ্ছি ? অবমাননা ? তারা টিভিতে জাতীয় পতাকা পদদলিত করবার একটি দৃশ্য - তারা টিভি আগেও উস্কানীমূলক বক্তব্য দিয়ে এসেছে । ২১আগষ্টের গ্রেনেড হামলায় তারা শেখ হাসিনার মৃত্যুর খবর পরিবেশন করে বিভ্রান্তি ছড়িয়েছিলো , বিডিআর ঘটনায় আগ বাড়িয়ে কিছু মানুষের নাম তারা প্রকাশ করেছিলো , পরবর্তীতে যাদের যুক্ত থাকার কোন প্রমাণ মিলেনি । বাংলাদেশের চ্যানেল বন্ধ করে যে পথ ভারত অনেক আগেই দেখিয়েছে , সে পথ থেকে বাংলাদেশ সরকারকে শিক্ষা নেবার সময় এসেছে । তারা টিভি সহ ভারতের সব চ্যানেল বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক ।
ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়ে লিব্রা । সকালে তার ঘুম ভেঙে যায় দরজা ধাক্কার শব্দ শুনে । চোখ কচলাতে কচলাতে বিছানা ছেড়ে উঠার পরে ভালো করে শুনতে পেলো ভিক্ষুক দরজা ধাক্কাছে আর বলছে , খালাম্মা , দুইটা ভিক্ষা দিবাইন । সকাল বেলা প্রথম ফকিরের কাছে মাফ চাইতে ইচ্ছে হলো না লিব্রার । তাই সে জামার পকেট হাতিয়ে দেখলো সেখানে কোনো ভাংতি টাকা আছে কি না । পকেটে ভাংতি দুই টাকা পেয়ে দরজা খুলে ফকিরকে বললো , কি হলো ? এত জোরে দরজা ধাক্কা দিচ্ছো কেন ? এই নাও তোমার ভিক্ষা । এই বলে ফকিরকে ভিক্ষা দিয়ে ঘরের ভেতরে ফিরে আসলো লিব্রা । পকেটে আর কত টাকা আছে সেটা দেখার জন্যে পকেটের সব কাগজ বের করার পর দেখলো যে , গতকালকের দেখা মেয়েটার দেয়া ঠিকানাটা পকেটেই রয়ে গিয়েছে । মেয়েটার সাথে একটু ভাব দেখিয়ে আসা যাক এই কথা চিন্তা করে মুখ ধুয়ে নাশতা করলো । এরপর ভালো করে চুল আচড়ে পরিষ্কার জামা কাপড় পরে দাড়ি কামিয়ে ঘর থেকে বের হলো । মেয়েটা যেই ঠিকানা দিয়েছে সেটা দেখতে সহজ হলেও মেয়েটার বাড়ি খুঁজে বের করতে লিব্রার খুবই পরিশ্রম হলো । অনেক কষ্টে বাড়ি খুঁজে বের করার পরে দরজা ধাক্কা দেয়ার পরে দরজা সামান্য খুলে গেলো ও একজন মোটাসোটা লোক বললো , কে ? আমার নাম মনির । কি চাও ? ঠিকানার উপরে মেয়েটির নাম লেখা রুমুন । তাই লিব্রা বললো , এটা কি রুমুনদের বাসা ? মোটাসোটা লোকটা আবার বললো , তুমি রুমুনের কে হও ? কেউ হই না ? তাহলে তুমি রুমুনের কী হও ? এখনো কিছু হই না । তুমি কি রুমুনের সাথে পড়াশোনা কর ? লিব্রা খানিকটা বিরক্ত হয়ে বললো , জ্বিনা আমি রুমুনের সাথে পড়াশোনা করি না । তাহলে রুমুনের কাছে কী দরকার ? কোনো দরকার নেই । এমনি দেখা করতে এসেছিলাম । তুমি কি কোন সরকারী চাকরি করো ? জ্বি না । আমি কোনো সরকারী চাকরি করি না । তাহলে শোন । যদি কোন সরকারী চাকুরে পাও তাহলে আমাকে খবর দেবে , আমি আমার মেয়ের জন্যে পাত্র খুজছি । তা তুমি কিসের জন্যে এসেছো বললে ? রুমুনের সাথে দেখা করতে । হুউম । তুমি তাহলে রুমুনের সাথে দেখা করতে চাও । কিন্তু এটা তো রুমুনদের বাসা না । ওরা থাকে উপরের তলায় । যাও উপরের তলায় গিয়ে খোঁজ করো । লিব্রা মনে মনে মোটা লোকটি বকা বকা দিতে দিতে উপরের তলায় গিয়ে দরজা নক করার পর রুমুন নামের মেয়েটি খুলে দিলো । লিব্রাকে দেখেই মেয়েটি বললো , আরে আপনি ? কী মনে করে ? লিব্রা বললো , এই এদিক দিয়েই যাচ্ছিলাম । ভাবলাম একবার দেখা করে যাই । কী আশ্চর্য । একি বাইরে দাড়িয়ে আছেন কেন ? ভেতরে আসুন । এরপর লিব্রা বাড়ির ভেতরে ঢুকলো ও রুমুন তার বাবা ও মাকে বাড়ির ভেতর থেকে ডেকে নিয়ে আসলো ।
বিবিসি বাংলার শাকিলে আনোয়ার এনিয়ে কথা বলেছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদের সাথে ৻
ভাঙ্গা যন্ত্র বড় কষ্টের , আরো কষ্টের যখন কিছু দিন আগেই সেযন্ত্রের নির্মাতাকে পৃথিবী থেকে চলে যেতে হয় । এয়ার ইন্ডিয়ার সেবার অবহেলায় ক্ষতিগ্রস্ত হল উস্তাদ আমজাদ আলি খানের হেমেনবাবুর বানানো সরোদের । এয়ার ইন্ডিয়া কি পারবে এর ক্ষতিপূরণ দিতে ? এই অতল দুঃখ নিয়ে এখন আমজাদ আলি কী করবেন ? হেমেনপুত্ররা কি পারবেন হেমেনবাবুর ' ষষ্ঠছোঁয়া ' লাগাতে ? একটা নতুন সরোদ , একটা নতুন সেতার আবার কার হাতের কারিগরিতে ' বিস্ময়যন্ত্র ' হয়ে উঠবে ? এজন্যই আমি কারিগরের ভক্ত , হেমেনবাবুর মতো কারিগর দুর্লভ , কিন্তু আমাদের ইলেকট্রনিক জীবনে যেন কারিগরি দুর্লভ না হয়ে ওঠে , আগ্রহ না হারায় , কারিগরি ' জীবন্ত ' থাকলেই হেমেনবাবুর মতো অতল কারিগর আরো বেরিয়ে আসবে ।
পোষ্ট করেছেন : ২১ টি মন্তব্য করেছেন : ৪৪ টি ব্লগ লিখছেন ০ বছর ৬ মাস ২৯ দিন ব্লগটি দেখা হয়েছে : ১০৯৮ বার
১ . বয়ঃসন্ধির সময় ঘাম বেশী হয় ৷ স্নান করলে শরীর তাজা ও সুগন্ধি থাকে ৷ ২ . দাঁতের ক্ষয় ও দুর্গন্ধ এড়াবার জন্য দিনের মধ্যে অন্তত দুবার দাঁত মাজতে হবে ৷ ৩ . যেহেতু তৈল - গ্রন্থিগুলি বেশি সেবাম্ ( একটি তৈলাক্ত জিনিস ) নিঃসরণ করে , সেহেতু ব্রণ হতে পারে ৷ বয়ঃসন্ধিতে ব্রণ হওয়া স্বাভাবিক , এদের একসঙ্গে নির্মূল করার কোনো উপায় নেই ৷ ত্বক পরিষ্কার রাখাই সবচেয়ে ভাল উপায় ৷ ৪ . এই সময় পুষ্টিকর খাবার খাওয়া খুব জরুরী ৷ বেশি মিষ্টি বা ভাজা খাবার না খাওয়াই ভাল ৷ ৫ . সবসময় সদর্থক , আত্মবিশ্বাসী চিন্তা করতে হবে , কেননা , সুস্বাস্থ্যের জন্য সুস্থ মনও প্রয়োজন ৷
জিনিসটা কয়েকদিন চালিয়েছিলাম । ভালই , শুধু ভাল না , বেশ ভাল । তবে কিছু কিছু ফাইল ক্লিন করতো না । যে কারনে পড়ে আর আগ্রহ জন্মেনি এটার প্রতি । সম্প্রতি ফ্রেন্ডের কাছ থেকে জি - ডাটা এন্টিভাইরাসের ৬ মাসের সাবস্ক্রিপশন সহ একটা কপি পেলাম । ওটা সেটাপ করবো ভাবছি ।
লেখক বলেছেন : পায়া যাইবেন ইনশাআল্লাহ । নো চিন্তা ডু ফর্তি !
লক্ষ্য করলে দেখা যাবে সেটা কেউ করেননি , কারণ প্রশ্নে বৈজ্ঞানিক যুক্তি দেখানোর কথা আছে ।
গাব্রিয়াল যেহেতু পৈত্রিক তত্ত্বাবধায়নের শর্ত ভঙ্গ করেছেন তাই এব্যাপারে কঠোর বাবস্থা গ্রহণ করতে বেরি জজকে বিশেষভাবে অনুরোধ করেন । শেষ খবর পাওয়া পর্যন্ত কানাডিয়ান এই মডেল কোর্টের শুনানির সময় উপস্থিত না থাকার কারণে জজ শুনানির তারিখ পিছিয়ে দেন ।
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন , সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং আমার দেশ - এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে পাবনায় গতকাল বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ।
এখানে তো সবাই প্রজন্ম ফোরামিক । সম্পাদনা করে দিন ।
১০৩ বার পঠিত | ২০ টি মন্তব্য | রেটিং + ৪ / - ০ | বাকিটুকু পড়ুন |
আপনি এই ফোরামে নতুন টপিক পোস্ট করতে পারবেন না আপনি এই ফোরামের টপিক সমূহের প্রতিউত্তর দিতে পারবেন না আপনি এই ফোরামে আপনার পোস্ট সম্পাদনা করতে পারবেন না আপনি এই ফোরাম থেকে আপনার পোস্ট মুছে ফেলতে পারবেন না
ঝারখণ্ড রাজ্য প্রধানত : ছোটনাগপুরের মালভূমি অঞ্চলের পার্বত্য এলাকা এবং সাঁওতাল পরগণা নিয়ে গঠিত । আগে যেটিকে বলা হত দক্ষিণ বিহার সেই অঞ্চল নিয়েই ঝারখণ্ড গঠিত । এই অঞ্চল ঘন জঙ্গল এবং নানারকম পার্বত্য এলাকা নিয়ে গঠিত । ছোটনাগপুরের উপত্যকাও খুউব সুন্দর । এই অঞ্চলটি বিভিন্ন শ্রেণীর পার্বত্য এলাকা নিয়ে গঠিত - যার উচ্চতা ৩০০ মিটার থেকে ৯০০ মিটার পর্যন্ত এবং যা ঘিরে রয়েছে অতুলনীয় বনজ সম্পদে । এই এলাকার বন্য প্রাণী সম্পদও অতুলনীয় , এছাড়া নদী , হৃদ , উপত্যকা এসবই ঝারখণ্ডের একান্ত আপন ।
এ ধরনের গাড়ি ব্যবহার করতেন অনেকেই সরকারি পুলের বাইরে অধীনস্থ দপ্তর ও প্রজেক্টের বিলাসবহুল গাড়ি ব্যবহার করতেন অনেক মন্ত্রী - প্রতিমন্ত্রী ও আমলা । নাইকোর দেয়া গাড়ি নিয়ে জ্বালানি প্রতিমন্ত্রীকে ঘিরে বিতর্ক শুরু হলেও তাদের অনেকেই তড়িঘড়ি করে সেসব গাড়ি ফেরত দেন । কারণ , পরিবহন পুলের জ্বালানি খরচের বাইরেও এসব গাড়ির জন্য তারা আলাদা জ্বালানি খরচ নিতেন সরকারি কোষাগার থেকে । তৎকালীন পরিবহন পুল সূত্র মতে , তখন এ ধরনের ৭০টি বিলাসবহুল গাড়ি ব্যবহার করা হচ্ছিল । ব্যবহার করছিলেন অন্তত ৩০ জন মন্ত্রী , প্রতিমন্ত্রী , উপমন্ত্রী এবং ৪০ জন সচিব থেকে যুগ্ম সচিব ও পরিচালক । তখন মন্ত্রীরা পাজেরো ছাড়া অন্য গাড়িতে চড়তে চাইতেন না । ফলে তাদের ইচ্ছামতো বিভিন্ন দপ্তর থেকে গাড়ি ম্যানেজ করা হতো । অথচ একেকজন মন্ত্রী - প্রতিমন্ত্রীর একাধিক গাড়ি ছিল ।
দু ' চারদিনের মধ্যেই এ - প্রসঙ্গে আরও কিছু জানা যাবে , আশা করছি ।
আপনারা জানেন ব্লগার . কম ( Blogger . com ) তাদের ১০ বৎসর বয়স পূর্ণ হবার উৎসব করছে । আর এই উপলক্ষ্যে ব্লগ লিখিয়েদেরকে ( Blogger ) নানারকম সুবিধা উপহার ( Gift ) দেয়া হচ্ছে । এর ধারাবাহিকতায় এবার দিয়েছে সবচাইতে বেশি চাহিদা ও দাবী তোলা হয়েছে যে সুবিধাটির জন্য সেই ' বিস্তারিত পড়ুন ' ( Read More ) সুবিধাটি । ওয়ার্ডপ্রেসে আগে থেকেই থাকা এই সুবিধাটি ব্লগার . কম এ ছিল না । আমরা যারা এই সুবিধাটি ব্লগার . কম এ পেতে চাইতাম তারা এর আগে HTML অংশে বিভিন্ন রকম ( Various method ) কোড ( Code ) স্থাপন করে ( পদ্ধতি ০১ , পদ্ধতি ০২ ) নিজেদের ব্লগে ' বিস্তারিত পড়ুন ' সুবিধাটি স্থাপন করেছি । কিন্তু এখন আর সেইসব পদ্ধতির কোনটারই প্রয়োজন নেই । এখন ব্লগের নিজস্ব সেটিংস ( Settings ) থেকেই ওয়ার্ডপ্রেসে ( Wordpress ) ডিফল্টভাবে থাকা এই সুবিধাটি পাওয়া সম্ভব । তবে এখনও এটা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে । তাই এই অপশনটি ( Option ) পাওয়া যাবে শুধুমাত্র Blogger in Draft এ । আমরা যারা blogger . com এ লগইন ( Login ) করি তাদের জন্য এই সুবিধাটি ( Feature ) এখনও উন্মুক্ত করা হয় নাই । ব্লগার . কম এ তৈরি করা ব্লগে কিভাবে ডিফল্ট ( Default ) পদ্ধতিতে ' বিস্তারিত পড়ুন ' ( Read More . . . ) পদ্ধতিটি যুক্ত করবেন / স্থাপন করবেন / যোগ করবেন তা এখন আলোচনা করি : মূল ঘোষণাটি রয়েছে Blogger in Draft এর এই পোস্টে । আরও তথ্য পাবেন ব্লগারের সাহায্য ফোরামের এই পাতায় । আমার স্থাপিত নমুনা দেখতে পারেন এই ব্লগের নিচের পোস্টটিতে ।
ধীরেন , স্নেহলতার একমাত্র ছেলে স্বাধীনতার পর তার জন্ম । ধীরেনকে কেউ কোনোদিন ধীরেন বলে ডাকেনি , ছোট থেকে বড় সবাই ধীরেইন্যা বলেই আনন্দ ভোগ করে । সকলে এই নামটাই জানে , ধীরেনের এ নিয়ে কোনো আপত্তি নেই , কেউ কখনো শোনেনি । ধীরেন ব্যঙ্গ বিদ্রুপ কানে তোলে না । নিজের মনে থাকে , " পান দিমু এক চলি পান আচে , বালো পান " ।
এমন ব্যবস্থা করা যেতে পারে পুরোন বাতি ফেরত দিলে নতুনটার মূল্যে ছাড় দেওয়া যেতে পারে
চৌধুরী মহাশয় শুনিতে পাইয়া ব্যস্ত হইয়া দাসদাসীকে জিজ্ঞাসা করিলেন , কেহই কিন্তু কারণ বলিতে পারিল না । তখন তিনি বুদ্ধি খরচ করিয়া আরও পাঁচ - ছ ' জন দরোয়ান , দাসদাসী পাঠাইয়া দিলেন ।
আপ্নের ঢং গুলা একটু ছাড়ান দিলে খুশি হইতাম . . . আর বাদ বাকি সব ঠিক আছে . . .
ভালো থেকো । আমি জানি আমি বিদায় সম্ভাষণে বড্ড সেঁকেলে আর বৈচিত্র্যহীন । তাই আজ আর কিছুই বলবো না । দোয়া করিও ।
আপনার জিজ্ঞাসাটা ঠিক পরিষ্কার হলো না , দয়া করে যদি আরেকটি বার বলতেন ঠিক কি ধরণের সমস্যার সন্মূখিন হচ্ছেন তবে ডেভুটিমের সুবিধা হতো ? !
ঢাকা , ১০ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : উৎসবমুখর পরিবেশে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ছাত্রলীগের ২৭তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সকাল সোয়া ১১টায় পায়রা ও বেলুন উড়িয়ে দু ' দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেছেন । আওয়ামী লীগের সহযোগী এ সংগঠনের সম্মেলনকে কেন্দ্র করে শেরেবাংলা নগরের ওই এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । পর্যাপ্ত সংখ্যক র্যাব - পুলিশের পাশাপাশি মোতায়েন আছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা । সকাল থেকে হরতালের মধ্যেই ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থান থেকে জেলা ও থানা ইউনিটের কর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসা শুরু করেন । তাদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা । তবে নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি আরোপের কারণে সম্মেলনে যোগ দিতে আসা কাউন্সিলর ও ডেলিগেটদের অনেকেই সম্মেলন কেন্দ্রের ভেতর ঢুকতে পারেনি । মোবাইল ফোন সঙ্গে থাকায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষীদের বাধার কারণে তাদের এ বিড়ম্বনায় পড়তে হয়েছে । দলীয় সূত্র জানায় , ৫ বছরের বেশি সময় পর এবারের সম্মেলন হচ্ছে । সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব ঠিক করা হবে । এবারের সম্মেলনে ২ হাজার ৩শ ' র বেশি কাউন্সিলর অংশ নিচ্ছেন । সব মিলিয়ে ডেলিগেট আছেন হাজার বিশেক । আওয়ামী লীগ এবার ক্ষমতায় যাওয়ার পর সহযোগী সংগঠনগুলোর মধ্যে ছাত্রলীগই প্রথম সম্মেলন করছে । ২০০৬ সালের ৪ এপ্রিল আগের সম্মেলনে মাহমুদ হাসান রিপনকে সভাপতি এবং মাহফুজুল হায়দার চৌধুরী রোটনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি গঠিত হয় । ( শীর্ষ নিউজ ডটকম / টিএইচ / এমএইচ / ১২ . ০৫ঘ . )
কিন্তু এই সিরিজটায় আরও কেউ কেউ চাইলে অংশ নিতে পারে মনে হয় ! যে ইস্টুডেন্ট , এমনকি যে টীচার সেও হতে পারে ! তাহলে খুব দারুন একটা সমৃদ্ধ সিরিজ হয়ে যাবে ! তুমি আরেকটা পোস্ট কর , সিরিজের লিস্ট দিয়ে , বরাবরের মতো ! আর সেটাকেও স্টিকি করা হোক আগেরটার মতো ! ফোরামে তুমি কিছু দারুন কাজ শুরু করেছ , এজন্য থাম্বস আপ ! ( মানে হইল গিয়া বুড়া আঙ্গুল তুললাম ! )
না জানলে রিপ্লাই না দেয়াই ভালো । তারপরও সামিউল আপনাকে ধন্যবাদ রিপ্লাই দেবার জন্য । নোকিয়ার সাইট কেন , অনেক সাইটই ঘেটে ঘেটে আমার মাথার চুল পেঁকে যাচ্ছে , কিন্তু সমাধান পেলাম না ।
দশ . আগের কিস্তিতে শুধু ওপেন টাইপ প্রযুক্তি নিয়ে বলা হয়েছে । ওপেনটাইপ ছাড়াও উন্নত টাইপোগ্রাফিওলা যেকোনো ফন্ট ইউনিকোড সমর্থন করবে । সেসব নিয়ে এবারের কিস্তি । ওপেনটাইপ প্রযু্ক্তি শুরু করেছে প্রথম মাইক্রোসফট । ফলে ওপেন টাইপ ফন্ট উইন্ডোজসহ মাইক্রোসফটের হালনাগাদ সব সফটওয়্যারে বেশ ভালো কাজ করে । অ্যাডোবি কোম্পানি ওপেনটাইপের সাথে যুক্ত হয়েছে পরে , বাণিজ্যিক কারণে । অ্যাডোবি ফটোশপ , ইনডিজাইন , ইলাস্ট্রেটরে দেখবেন , এখনও ইউনিকোড ফন্ট ঠিকমতো সমর্থন করে না । অ্যাডোবির সাম্প্রতিক প্রচারণায় বলেছে , তাদের ক্রিয়েটিভ স্যুট ৩ . ০ থেকে ওপেনটাইপ সমর্থন করবে পুরোপুরি । ম্যাক অপারেটিং সিস্টেমের দশম সংস্করণ সমর্থন করে ওপেন টাইপ ফন্ট । তবে এ প্রযুক্তির সব সুবিধা পাওয়া যায় না সেখানে । ওপেন টাইপের মতো প্রায় একই ধরনের প্রযুক্তি বের করেছে অ্যাপল কোম্পানি , ম্যাক - এর জন্য । প্রযুক্তির নাম ' অ্যাপল অ্যাডভান্সড টাইপোগ্রাফি ' ( এএটি ) । আগে এ প্রযুক্তি জিএক্স নামে পরিচিত ছিল । তবে ওপেনটাইপ বা এএটি , দুটোই ক্লোজড সোর্স প্রযুক্তি , মানে এর পেছনের প্রোগ্রামিং সংকেতগুলো প্রকাশ করা হয় না , আর সংকেত পেলেও তা অন্যকে বিতরণের লাইসেন্স পাবেন না , এগুলো হয় কোম্পানি বা ব্যক্তি মালিকানাধীন । এর বিপরীত ধারণায় আছে ওপেন সোর্স । ইউনিকোড সমর্থন করে এমন ওপেন সোর্স প্রযুক্তির মধ্যে আছে গ্রাফাইট । তৈরি করেছে এসআইএল ইন্টারন্যাশনাল বলে এক কোম্পানি । উইন্ডোজ এবং লিনাক্সে কাজ করে গ্রাফাইট । ব্যস , ফন্টামি হলো অনেক । আর নয় ।
পোষ্ট করেছেন : ১০ টি মন্তব্য করেছেন : ৮২ টি ব্লগ লিখছেন ০ বছর ৫ মাস ২৯ দিন ব্লগটি দেখা হয়েছে : ১৮৮৫ বার
জানাযায় , মুন্দা গ্রামের বিধবা আমেনা খাতুন তার জমজ কন্যা মুক্তা ( ১৬ ) ও রিক্তা কে একযুগ আগে চুয়াডাঙ্গাতে রেখে আসেন । সেখানেই তারা লেখাপড়া করতো । গত বছর বাড়িতে বেড়াতে এসে গাংনী উপজেলার আকুবপুর গ্রামের টিপু সুলতানের ছেলে জায়েদ ও ইনামূল হকের ছেলে নাহিদের সাথে পরিচয় হয় । এক সময় মুক্তাকে নাহিদ ও রিক্তাকে জায়েদ বিয়ের প্রলোভন দেখায় । বউ হবার আশায় দু ' জনেই ৫ মাস আগে চুয়াডাঙ্গা শিশু সদন থেকে পালিয়ে এসে কাউকে না জানিয়ে বিয়ে করে । বিষয়টি জানা জানি হলে মুক্তা ও রিক্তার মা আমেনা বেগম দু ' জনের শশুর বাড়িতে গিয়ে ওদেরকে ঘরে তুলে নিতে বলে । নাহিদ ও জায়েদের পরিবার ৫ লাখ টাকা যৌতুক দাবী করে । এ দ্বাবী পুরুনে ব্যর্থ হওয়ায় এবং স্বামীর সংসারে যেতে না পারায় মা ও দু ' মেয়ে একত্রে সোমবার রাতে বিষ পান করে । প্রতিবেশীরা টের পেয়ে ঘরের দরজা ভেঙেগ তাদেরকে উদ্ধার করে বামন্দি স্বাস্থ্য বাংলা ক্লিনিকে ভর্তি করে । মুক্তা ও রিক্তার মা আমেনা খাতুন জানান , ওদের বাবা নিরুদ্দেশ হবার পর কোথাও কোন ঠাই না পেয়ে চুয়াডাঙ্গা শিশু সদনে ভর্তি করাই । ওরা মানুষ হবে কি ভালবাসায় জড়িয়ে অপ্রাপ্ত বয়সে বিয়ে করেছে । আবার স্বামী শ্বশুর বাড়ির লোকজন যৌতুক ছাড়া ঘরে নিবে না । এতো টাকা যোগাড় করা সম্ভব নয় তাই ওদের মুখে আগে বিষ দিয়ে আমি নিজেই বিষ খেয়ে ঘরে দরজা দিয়ে শুয়ে পড়ি । এ ব্যাপারে জায়েদ ও নাহিদের পরিবারের সাথে যোগাযোগ করা হলে কোন মন্তব্য পাওয়া যায়নি ।
পুরুষসঙ্গীকে খুশী করতে নারীরা আয়নার সামনে বেশি সময় কাটায় বলে প্রচলিত ধারণা ভুল প্রমাণিত হয়েছে । সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে , পুরুষসঙ্গী নয় অন্যনারীর কাছ থেকে বাহবা পাওয়ার উদ্দেশ্যেই নারীরা সাজগোজ করে থাকে । ২ হাজার নারীর ওপর পরিচালিত সিম্পল স্কিন কেয়ারের গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানায় । এতে দেখা যায় , জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে দুই - তৃতীয়াংশই অন্য নারীর কাছ থেকে প্রশংসাসূচক মন্তব্য পাওয়ার জন্য পোশাক নির্বাচন করে । অপরদিকে ১৮ থেকে ৩০ বছর বয়সীদের প্রতি ১০ জনের মধ্যে ৬ জন পোশাক নির্বাচন করে তাদের বান্ধবীদের কথা মাথায় রেখে । এক চতুর্থাংশেরও বেশি অংশগ্রহণকারী জানিয়েছে , তারা পুরুষ নয় বরং অপরিচিত নারীদের কাছ থেকেই বেশি মন্তব্য পেয়ে থাকে । সিম্পল স্কিন কেয়ারের এক মুখপাত্রের বরাত দিয়ে দ্য ডেইলি মেইল বলেছে , " প্রচলিত একটি ধারণা রয়েছে যে , বিপরীতলিঙ্গের সঙ্গীকে খুশী করতেই নারীরা সব কিছু করে থাকে । তবে গবেষণায় দেখা গেছে এটা সবসময় ঠিক নয় । " গবেষণায় অংশগ্রহণকারী নারীদের ২২ শতাংশ দাবি করেন , পুরুষরা কেমন মন্তব্য করল তা তারা মোটেও পরোয়া করেন না । আর ৪৮ শতাংশ নারী জানান , তারা মূলত অপরিচিত নারীদের কাছ থেকে প্রশংসা পেতেই বেশি পছন্দ করেন ।
এই নামই আপনার ব্লগের নাম হবে । বাংলা ছাড়া অন্যান্য হরফে লিখিত নাম গ্রহণযোগ্য হবে না । আপনার নামে একাধিক শব্দ থাকলে মাঝে স্পেস দিতে পারবেন ।
তিন . দেশের ডাক পত্রিকার সাহিত্য - সম্পাদক ও নূরুল হক
এই ব্লগ এডমিন বা সাধারন পাঠাক বা ব্লগ এর লেখক গন যদি বলে আমি মিথ্যাচার করছি তা হলে আজ থেকে আমি আর এই ব্লগ লিখবো না ।
খ্রিষ্টধর্মমতে আজ গুড ফ্রাইডে । এইদিন যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয় বলে কথিত আছে । কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঢোকে না কিছুতেই : খ্রিষ্টানরা তাদের এই বিষাদময় দিনকে " গুড " বলে কোন আনন্দে ?
আমাদের লেখকদের সকালবেলা উঠেই মনে হয় যা । হয়ত পা পিছলে যাবার ভয় হয়ত দানাপানি না জোটার ভয় তবুও সার কথা এইটাই যে পরাণ টারে পরাণে বেঁধে রাখতে হবে দাঁতে দাঁত চেপে ।
কোনও এক ঘোর বর্ষায় মৃণালিনী পুত্র কন্যাদের নিয়ে শান্তিনিকেতন থেকে চলে আসেন জোড়াসাঁকোয় । রবীন্দ্রনাথ তখন ' ভারতী ' পত্রিকার জন্য লেখাপত্র সাজাতে বসে ছিলেন , অকস্মাৎ মৃণালিনী ঘরে প্রবেশ করে ঝাঁঝালো কন্ঠে বললেন , তুমি আমার একটা কথা শুনবে ? রবীন্দ্রনাথ মুখ তুলে মায়াভরা চোখে মৃণালিনীর দিকে তাকালেন । মৃণালিনী চুল খোলা , আঁচল মাটিতে পড়ে আছে , দুই চোখে টলটল করছে পানি । সারা চোখে মুখে ঝড়ের পূর্বাভাস । মৃণালিনী বললেন , তোমার অনেক কাজ জানি । সব সময় তুমি ব্যস্ত । তুমি এখানে যাও - সেখানে যাও । পৃথিবীর আর সবার জন্য তোমার সময় আছে , আমি কি তোমার স্ত্রী হয়ে দু ' টো কথা বলারও সময় পাবো না ? মৃণালিনী কথার মধ্যে এক আকাশ অপমানবোধ আর বেদনা মিশে ছিল । স্ত্রীর মেজাজ শান্ত করার জন্য রবীন্দ্রনাথ মৃণালিনীর এক হাত ধরে হেসে হেসে বললেন , কেন সময় পাবো না ? তোমার জন্য আমি সব কাজ সরিয়ে রাখতে পারি । এই চেয়ারটিতে শান্ত হয়ে বসো । তারপর তুমি কি বলবে বলো - কিন্তু হাসি মুখে । মৃণালিনী বসলেন না , এক আকাশ অভিমান ভরা কন্ঠে বললেন , তোমাদের এ বাড়িতে আমি আর থাকব না । একদিনও থাকব না । রবীন্দ্রনাথ জানতে চাইলেন - কেন , এ বাড়ি কি করে তোমার অযোগ্য হলো ? মৃণালিনী বললেন , এ তোমাদের বড় মানুষের বাড়ি , এখানে আমাকে মানায় না । আমি গ্রামের মেয়ে , এতদিন হয়ে গেল , তবুও অনেকেই এখানে আমাকে ঠেস দিয়ে কথা বলে , আড়ালে - আবডালে ফিসফিস করে , আমি সব শুনতে পাই , আমি নাকি ঘর সাজাতে পারি না , সব সময় রান্না ঘরে থাকলেই নাকি আমাকে মানায় । অর্থাৎ আমি শুধু রাঁধুনি । শুধু মাত্র বলু ( বলেন্দ্র ) ছাড়া আর কেউ নিজে থেকে আমায় ডেকে একটাও ভালো কথা বলে না । তাহলে এখানে আমি কেন থাকব ? রবীন্দ্রনাথ নরম সুরে বললেন - মৃণালিনী তুমি কাঁদছ তা আমার বুকে বাজছে । তুমি একটু শান্ত হয়ে বসো । তোমার সব কথা শুনব । এত বড় পরিবারে নানা রকম মানুষ থাকবেই । মৃণালিনী , রবিকে ধমক দিয়ে বললেন - আমি আর কিছু শুনতে চাই না । আর এক মিনিটও আমার এখানে থাকতে ইচ্ছা করছে না । রবীন্দ্রনাথ একটি দীর্ঘশ্বাস ফেললেন । সংসারে এক একটা তীক্ষ্ম সমস্যার করাঘাত যে হঠাৎ কখন কোণ দিক দিয়ে আসে তার ঠিক নেই । একটা নতুন গানের সুর তার মাথার মধ্যে গুনগুন করছিল , তা মৃণালিনীর কথা শুনে কোথায় মিলিয়ে গেল । জীবন শুধু কাব্য আর সঙ্গীতে মগ্ন থাকতে পারে না । কবিকেও প্রায়ই তুচ্ছ বাস্তবতার মুখোমুখি হতে হয় ।
লেখক বলেছেন : হ , এইডা আমারও প্রিয় লেখা । তয় নতুন গল্পডার অবষ্থা খারাপ । ৫ ডা মাইনাচ খাইসি
পরশু স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে দক্ষিণ সুদান ৷ কিন্তু উত্তর ও দক্ষিণ সুদানের রাজধানীর মধ্যে পার্থক্য চোখে পড়ার মতো ৷
একদা মদীনার ১০ জন সাহাবী হযরত আলী ( রাঃ ) এর জ্ঞান পরীক্ষা করার জন্য তাঁর সমীপে উপস্থিত হয়ে বল্লেন , ' ' আমিরুল মোমিনিন , আমরা আপনাকে একটা প্রশ্ন করতে চাই । আপনি কি আমাদের প্রশ্নের উত্তর দেবেন ? ' ' হযরত আলী ( রাঃ ) বল্লেন , ' ' আপনারা প্রশ্ন করুন , আমি উত্তর দেব ইনশাআল্লাহ । ' ' তখন তাঁরা বল্লেন , ' ' আমাদের প্রশ্ন হবে একটা ,
চে গুয়েভারা ২ বলেছেন : উনাদের নুপেল দিতে হইবে
- আমি গতকাল থেকেই কিঞ্চিত অসুস্থ । কিন্তু এ রাজ্যের সঙ্গে আমার সুখ - দুঃখ জড়িয়ে গিয়েছে বলে এমন একটি মহতী কার্য্যের আহ্বানে আমাকে আসতেই হয়েছে । যদি সভা অনুমতি করেন তাহলে আমি আমার কথা বলে সভা থেকে বিদায় নিতে চাই । বহুক্ষণ উপবেশনের ফলে আমার শরীর খুবই ক্লান্ত । রাজবৈদ্য স্বয়ং আমাকে আদেশ দিয়েছিলেন পূর্ণ বিশ্রামের । তবুও … ! সভার অনুমতি প্রার্থনা করি ।
নিউজডেস্ক , বাংলাদেশনিউজ২৪x৭ . কম ; উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বার্তাবাহককে শাস্তি না দেওয়ার আহ্বান জানিয়েছেন । অস্ট্রেলিয়ার অনলাইনে প্রকাশিত একটি মন্তব্য প্রতিবেদনে তিনি ওই আহ্বান জানান । ' অস্বস্তিকর সত্য প্রকাশের জন্য বার্তাবাহককে শাস্তি দিবেন না ' শিরোনামে গতকাল অনলাইনে ওই প্রতিবেদন প্রকাশ হয় । এ প্রতিবেদনে সমালোচকদের আক্রমণ করেন এ সম্পাদক । প্রতিবেদনে অ্যাসাঞ্জ বলেন , ' আমি যুদ্ধের বিরোধী বলে জনগণ বলে থাকে । কিন্তু আমি তা নই । যুদ্ধ যদি ন্যায্য হয় তাহলে সত্য বলো এবং তখন জনগণই সিদ্ধান্ত নেবে একে সমর্থন করা উচিত কিনা । লন্ডন আদালতে জরিমানা দেওয়ার বিষয়ে অস্বীকৃতি জানানোর পর পরই অনলাইনে প্রকাশিত হয় এ প্রতিবেদনটি । যৌন হয়রানির অভিযোগে কারাবন্দি আছেন অ্যাসাঞ্জ । তার বিরুদ্ধে সুইডেনের গ্রেফতারি পরোয়ানা জারির ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় । প্রতিবেদনে অ্যাসাঞ্জ আরও বলেন , গণতান্ত্রিক সমাজে একটি শক্তিশালী গণমাধ্যম প্রয়োজন এবং উইকিলিকস ওই গণমাধ্যমেরই একটি অংশ । ' তবে এ প্রতিবেদনে তিনি সুইডেনে তার বিরুদ্ধে করা অভিযোগ বিষয়ে কিছু উল্লেখ করেননি । তিনি বলেন , উইকিলিকস নিশ্চিতভাবে এমন ঘটনা প্রকাশ করে যা জনগণের জানা প্রয়োজন । গত ১০ দিনে বহু গোপন মার্কিন নথি প্রকাশ করে উইকিলিকস । এরকমই একটি দলিলে ইরান ও ন্যাটোকে সহযোগিতা করা সুইডেনের উপর হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ অনুরোধ করেন বলে উল্লেখ করা হয়েছে । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / এমএ / এসএকে .
অর্থঃ ( ( আল্লাহ জমিনের জন্য নবীদের লাশ ভক্ষণ কে হারাম করে দিয়েছেন । ) ) [ আবু দাউদ ও নাসায়ী ]
না , সেই অর্থে এটাকে অভিনয় বলা যাবে না । আমি এই ছবির একটি গানে পারফর্ম করেছি মাত্র । সেটা অনেকটা আমার স্টেজ শো করার মতোই । ছবিটি মুক্তি পাবার পরে আমি অনেক সাড়া পেয়েছি । সবাই বলছেন , গানটিতে আমি নাকি অনেক ভালো নেচেছি । দর্শক আকৃষ্ট করার জন্য ছবিটির পোস্টারে আমাকে , সালমাকে আর জেমস ভাইকে যেভাবে উপস্থাপন করা হয়েছে , তা দেখে অনেকেই মনে করেছেন আমরা বুঝি পুরদস্তুর অভিনয় করেছি ছবিটিতে । অনেকে এমন ধারণাও করেছেন , গায়িকা মিলা থেকে নায়িকা মিলা হয়ে গেছি আমি । কিন্তু বিষয়টা আসলে সে রকম নয় । তবে আমি বলবো , আপনি যদি হলে গিয়ে ছবিটি দেখেন তাহলে ছবিতে আমার চরিত্রটি কেমন তা আরো ভালো করে বুঝতে পারবেন ।
এক কাঠুরে নদীর পাড়ের এক গাছ থেকে কাঠ কাটছিল । কাঠ কাটতে কাটতে হঠাৎ কুড়ালটা হাত ফসকে নদীতে পড়ে গেল । একমাত্র কুড়ালটা হারি্যে কাঠুরে নদীর পাড়ে বসে কাদতে লাগল । কাঠুরের কান্না শুনে নদীর জলদেবতা উঠে এল জিগ্ঘাসা করলঃতুমি কেন কাদছ ? কাঠুরে তার কুড়াল পড়ে যাওয়ার কথা বলতেই জলদেবতা একটা স্বর্নের তৈরী কুড়াল নিয়ে এল । ঃ এটা কি তোমার কুড়াল ? কাঠুরে সৎ ছিল তাই বলল ঃনা এটা আমার নয় । জলদেবতা এবার একটা রুপার কুড়াল নিয়ে এল । এবারও কাঠুরে বললঃনা এটা আমার কুড়াল নয় । জলদেবতা এবার কাঠুরের আসল কুড়ালটা নিয়ে এল । এবার কাঠুরে বললঃএটা আমার কুড়াল । জলদেবতা কাঠুরের সততা দেখে স্বর্ন আর রুপার কুড়াল দুটৈ দিয়ে দিল । কাঠুরে খুশি মনে ঘরে ফিরে গেল । ঘরে যেয়ে বউকে ঘটনা বলতেই বউ বললঃ জলদেবতা কোথায় থাকে আমাকে দেখাও । কাঠুরে বল্লঃ পরে দেখাব । বউ কাঠুরের কথায় কান না দিয়ে বার বার বলতে লাগলঃ না আমাকে এখনই নিয়ে চল । শেষে কাঠুরে বউয়ের ঘ্যানঘ্যানিতে আর টিকতে না পেরে বউকে নিয়ে নদীর পাড়ে এল । দেখাল কোথা হতে জলদেবতা উঠে ছিল । বউ জায়গাটা ভাল করে দেখতে যেয়ে নদীতেই পড়ে গেল । সাতার জানত না বিধায় ডুবে গেল । বউ হারি্যে বোকা কাঠুর ( বোকা না হলে কেউ এরকম ক্যাটক্যাটি বৌ হারিয়ে কাদে ? ) হাউমাউ করে কাদতে লাগল । কাঠুরের কান্না শুনে দয়ালু জলদেবতা উঠে এল । কাঠুরের সমস্যা শুনে নদীতে ফিরে কাঠুরের জন্য ইন্ডিয়ান নায়িকা ঐশ্বরিয়াকে নিয়ে এলঃএই কি তোমার বউ ? কাঠুরে মাথা সজোরে নেড়ে হ্যা বলতেই জলদেবতা অবাক হয়ে বললঃগতকালত তুমি সৎ লোক ছিলে আজ অসৎ লোকের মত মিথ্যা কথা বলছ কেন ? ঃমহাশয় আমি আজও সৎ আছি কিন্তু আপনার দয়ার কারনে আজ আমি মিথ্যা বলছি । গতকাল তিনটা কুঠার দেওয়ার মত আজও যদি তিনটা বউ দেন তাহলেত আমি শেষ । এক বউয়ের জ্বালায় বাচিনা তার উপর তিনটা বউ ।
বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৬ নং এ । এটি আমার দেশ দৈনিক পত্রিকার একটি অনলাইন ভার্শন । এটার ওয়ার্ল্ড র্যাঙ্কিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 18 , 987
যাই হোক , নিজেদের সীমাবদ্ধতা স্বীকার না করা আমাদের জাতিগত সমস্যা ! এই নিয়ে কিছুদিন আগে প্রজন্মে একটা টপিকও হয় । একজন কলামিস্ট আমাদের প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেত্রিকে অনুরোধ করেন , অন্তত একবার ভূল করতে ! মতান্তরে অন্তত একবার ভূল স্বীকার করতে ।
১৫ সেপ্টেম্বর ২০০৯ তারিখে কারাল গ্রামের নাথপাড়ার বাসিন্দাদের উদ্দেশ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের প থেকে এই মর্মে একটি নোটিশ জারি করা হয় যে , ১৪ অক্টোবর ২০০৯ তারিখের মধ্যে তাদেরকে ওই এলাকা ছেড়ে দিতে হবে , অথচ নোটিশ জারির আগে পুনর্বাসন ও তিপূরণের কোন ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়নি । উচ্ছেদের শিকার বাসিন্দাদের প্রত্যেককে তাদের বাসস্থানের জন্য নতুন জমি কেনার খরচ বাবদ ৫০ হাজার করে টাকা দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে যা যথেষ্ট নয় । তাছাড়া এ ব্যাপারে লিখিতভাবে কোন প্রতিশ্রুতি দেয়া হয়নি ।
ডটকম ডোমেইন প্রাধান্যের অবসান ইন্টারনেট যতদিন ধরে আছে ডটকম ( . পড়স ) টপ লেভেল ডোমেইন - এর প্রাবল্য বা প্রাধান্যও আছে ততদিনই । কোনো ওয়েব সাইট বাণিজ্যিক ( কমার্শিয়াল ) হোক বা না হোক , শেষে . কম টপ লেভেল ডোমেইন যেন থাকতেই হবে ।
সমাজে বিচ্ছিন্নতার দৌরাত্ম্য যে বৃদ্ধি পাচ্ছিল তা নিয়ে রবীন্দ্রনাথ উদ্বিগ্ন ছিলেন , জানতেন যে এর প্রধান কারণ হচ্ছে বৈষম্য , পুঁজিবাদ যে - বৈষম্যকে পুষ্ট করেছে ; কিন্তু তাই বলে এই মত তিনি প্রচার করেননি যে , যন্ত্রকে পরিত্যাগ করে চলে যেতে হবে কুটির শিল্প ও ব্যক্তিগত উত্পাদনের যুগে । ' রক্তকরবী ' তে পুঁজিবাদের প্রাণবিনাশী বস্তুতান্ত্রিকতার ভয়াবহতাকে তিনি আমাদের সামনে নিয়ে এসেছেন । কমিউনিস্টদের তিনি বলপ্রয়োগকারী হিসাবেই জানেন , কিন্তু ' অমৃত ' নামে কবিতায় অমিয়া যে জেলগেটে রায়বাহাদুর - নন্দন কমিউনিস্ট মহীভূষণকে বরণ করে নিচ্ছে সেটা এই ভরসাতেই যে , মহীভূষণ তাকে মুক্তি দেবে অন্য এক কারাগার থেকে , সে - কারাগার উপকরণের , সে হচ্ছে বস্তুতান্ত্রিকতার । পরাধীন ভারতে ভারতবাসী যে দেশ থেকে বিচ্ছিন্ন ছিল তার প্রধান কারণ এই নয় যে , দেশ অন্যরা দখল করে নিয়েছিল , প্রধান এটা যে , সেবা ও ত্যাগের দ্বারা দেশকে ভারতবাসী নিজেদের আত্মীয় করে নিতে পারেননি ।
যে মুখোশটা বানানো হয়নি , তাই পরে থাকি সবসময় !
প্রথম ঘণ্টায় লেনদেনের দিক থেকে এগিয়ে ছিল - সাউথইস্ট ব্যাংক , ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক , মার্কেন্টাইল ব্যাংক , ওয়ান ব্যাংক , প্রাইম ব্যাংক , এম আই সিমেন্ট , মবিল যমুনা . স্ট্যান্ডার্ড ব্যাংক , সিটি ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্স ।
স্পেলবাইন্ডার বলেছেন : এদের কথায় মাঝে মাঝে মনে হয় চোখের পর্দা বলে কোন বস্তু নেই . . . .
আমার ছোট বেলার দিনগুলি কেটেছে সহজ , স্বাচ্ছন্দ্যে । বিলাসিতা আর আর্থিক বিশেষ সচ্ছলতা না থাকলেও বাবা - মাএর আদর , ভালবাসার অভাব ছিল না কখনও । আর ছিল না কোনও বাধা - নিষেধ , পাড়ার ছেলে - মেয়েদের সাথে মিশতে , খেলতে আড্ডা মার তে ছিল না বাপ - মাএর কোনও বকা - বকি আর চোখ রাঙ্গানো শাসন । মাঝে - সাঝে অবশ্য মাকে বলতে শুনেছি ,
১৯৫ পাকিস্তানিকে ফেরাতে দায়ের উত্থাপিত হয়নি মর্মে রিট খারিজ
লেখক বলেছেন : রোকেয়া লেআউটে প্যাঁচ লাগবে কেন ? ? কি যে বলেন . . . . . এটা তো ডেভেলপমেন্ট ফেজ তাই প্যাচ লাগলেও তা ঠিক করে নেয়ার সময় তো এটাই সামুতে " ব্যবহার " টাইপ করা নিয়ে ২নম্বরীটা বলেছি , অভ্রতে না সামুতে সরাসরি " ব্যবহার " লিখা সম্ভবই না আমি আসলে চেয়েছি ফোনেটিক লেআউটটাকে সাপোর্ট দিয়ে ফিক্সড লেআউটে নিয়ে যেতে . . . . . . তাই h দিয়ে অক্ষর পরিবর্তনের সুযোগ রেখেছি . . . . . . . বাংলাদেশে ভবিষ্যতেও ইংরেজীর দাপট থাকবেই তাই h দিয়ে ব্যঞ্জনবর্ণ প্রকাশেরও স্টাইলটা পুরোদমে থাকবে . . . . . . রোকেয়া লেআউটে আমি চাইলে h সাপোর্ট তুলে দিতে পারি , কিন্তু লাভ নাই তাতে কারণ পাবলিক তো বাংলিশ ভাষায় এটা ব্যবহার করবেই . . . . . . . তাই এটাকে মেনে নিয়ে একটা স্ট্যান্ডার্ড উপায়ে নিয়ে গেলাম Shift K = " খ " তো ভাইয়া , সবগুলি ব্যঞ্জনবর্ণই Shift চাপলে সেটার সাথে h চাপলে যা হয় সেই বর্ণ রিটার্ন করে . . . . . . . কোডটাই এভাবে করা স , শ , ষ এর সমস্যাটা থাকছেই কারণ বর্ণ ৩টা এদিকে জায়গা ২টা . . . . . . . একই সমস্যা র , ড় , ঢ় এর জন্যেও প্রযোজ্য . . . . . . যেহেতু এটাকে আমি ফিক্সড লেআউট করতে চেয়েছি তাই সব বর্ণকে আলাদা আলাদা জায়গা দিতে হবে একারণে s - এ স , ষ - কে রেখে L - এ শ - কে জায়গা দিয়েছি . . . . . . . ফলে এটা একটা ফিক্সড লেআউট সেই দাবী করতে পারছি ( শ - কে কিন্তু sh লিখেও টাইপ করা যাবে তবে এটা ফোনেটিক সাপোর্ট , ফিক্সড লেআউট সাপোর্ট না ) যুক্তাক্ষরের ব্যাপারটাতে আমি চাইছি f - এই সাপোর্টটা নিয়ে আসতে কারণ শিফট চেপে + চাপার কারণে টাইপিং অনেক অনেক স্লো হয়ে যায় তারউপর + অক্ষরটাকে অফ করতে হয় . . . . . আমি অক্ষর যতটা কম অফ রাখা যায় সেটার পক্ষপাতী ( সামুতে + , বিজয়ে & , অভ্রতে ` - কে অফ করা হয়েছে কিন্তু রোকেয়া - তে কোনটাই অফ করা হয়নি ) . . . . . . . . আমার আন্ডারগ্রেড থিসিস কিবোর্ড লেআউট পজিশনিং নিয়ে ছিল , ওখানে আমি দেখেছি হসন্ত - কে অবশ্যই এফ - জি - এইচ - জে এই ৩টার মাঝে না রাখলে কিবোর্ডের প্যারামেটরিক ভ্যালু অনেক কমে যাবে , তাই এফ এর জায়গায় হসন্তকে এনেছি ( ফ কিন্তু শিফট - p ও ph ২টা দিয়েই টাইপ করা যায় , ক্যাপিটাল - f এইটা দিয়েও যায় ) h - দিয়ে যত অক্ষর পরিবর্তন করি " হ " কিন্তু অতবার আসে না , একারণেই h - এর জায়গায় " হ " - কে দিতে পারিনি . . . . . ক্যাপিটাল - h এ নিয়ে গিয়েছি যাতে " ব্যবহার " টাইপের শব্দ টাইপে সমস্যা না হয় ( সামুর মত ) x দিয়ে ঞ , ঙ টাইপ করাও ফিক্সড লেআউট সাপোর্ট দিয়েছি ডটের জন্যে দুইবার ডট চাপা এবং ডট দিয়ে h টাইপ করা ২টাই নেক্সট ভার্সনে যোগ করা হবে একইসাথে দাঁড়ি সমস্যাটাও ঠিক করে দিবো ভাইয়া , ii = ঈ টাইপের সাপোর্ট আমি ইচ্ছা করেই দেইনি . . . . . . কারণ ফিক্সড লেআউট হলে সবগুলি বর্ণ ২ভাবে টাইপ হবে : ( ১ ) সরাসরি কোন একটা অক্ষর টাইপ করে ( শিফট সহ অথবা শিফট ছাড়া ) ( ২ ) অন্য কোন অক্ষর দিয়ে ইনপুটটাকে পরিবর্তন করা - ( ২ ) এ যে অন্য যে অক্ষরটা ব্যবহার করা হবে সেটা চেয়েছি সব বর্ণের জন্যেই একটা কমন অক্ষর হবে . . . . . . . তাই ii = ঈ টাইপের সাপোর্টে যাইনি , সবার জন্যেই h কমন ট আর ত , ড আর দ এই দু ' টি নিয়ে ভোট করবো ( আমার ধারণা অভ্ররটাই টিকে যাবে , সামহোয়ারইনেরটা না ) * * * * * * * * * * * এইতো ভাইয়া . . . . . . . আপনাকে অনেক অনেক ধন্যবাদ রিভিউটার জন্যে রোকেয়া লেআউট - টার প্রোগ্রামটার কোড এমনভাবে করে রেখেছি যাতে যেকোন সময় যেকোন কি - ম্যাপ পরিবর্তন করা যায় , তাই ইচ্ছামত পাল্টানো কোন ব্যাপারই না . . . . . . . . আমার মূল উদ্দেশ্য ছিল ফোনেটিক স্টাইলে ফিক্সড ডেভেলপ করা ( পুরো হয়নি কারণ ঢ আর ঠ এর জন্যে কোন ফিক্সড অক্ষর নাই , এদের dh আর th হিসেবে টাইপ করতে হয় . . . . . . . এটা ছাড়া ফিক্সড লেআউটের বাকিটা মোটামুটি ঠিকই আছে . . . . h এর অফিসিয়াল ব্যবহার কিন্তু শুধু স্বরবর্ণের সাথে ( পূর্ণ রূপ ও কার - রূপের মাঝে সুইচ করার জন্যে ) . . . . . . . . . তাই বিভিন্ন ব্যঞ্জবর্ণের সাথে h এর ব্যবহারটা ফোনেটিককে সাপোর্ট দিচ্ছে এবং ফিক্সড লেআউটে অফিসিয়ালি ব্যবহৃত হচ্ছে না )
লেখক বলেছেন : এই পোস্ট টা বানাতে গিয়ে আমি বাকেঠেড কে ছিনলাম ! ! ! ! খুব ভালো লেগেছে - - - আর হেভেন এন্ড হেল তো বস , কারন এই ব্যান্ড ভর্তি ই বস লোক ! ! দেখি ফয়সাল ভাইজান এর রেস্পোন্স এর অপেক্ষায় রৈলাম ! !
ওখানে যে পরিমান টাকা ব্যায় হয় তা দিয়ে অন্য অনেক ভালো কাজ করা সম্ভব
মা ' কে আমি হন্যে হয়ে আকাশপানে খুঁজি । স্বপ্নে তাঁকে দেখব বলে , আমার দু ' চোখ বুঁজি । " মায়ের কোলে ঘুমাবো " তাই , একলা হেঁটে কাশ বনে যাই , কাশফুল আমায় খুঁজতে বলে , নীল তারা ' দের মাঝে । নীল তারা ' রা খোঁজ দেয়না , ব্যস্ত থাকে কাজে । মায়ের মুখ ' টি দেখার জন্য হিজল বনে পাঠাই চিঠি । আকাশ - পরী আমায় বলে , " আনতে পারো সোনার কাঠি " ? সোনার কাঠি পৌঁছে দিলাম আকাশ - পরী ' র কাছে । আকাশ - পরী তখন বলে , " আমার মা - ই সন্ধ্যা তারা , দূর আকাশে আছে " ।
যুক্তরাষ্ট্রে মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য বেড়েছে : মার্কিন কংগ্রেসম্যান মার্কিন সিনেটের এক শুনানিতে কয়েকজন কংগ্রেস প্রতিনিধি স্বীকার করেছেন যে , সেদেশে মুসলমানদের নাগরিক অধিকার বিপদাপন্ন হয়েছে । তারা আরো বলেছেন , যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য ও তাদের স্বাধীনতার অধিকার লংঘন অব্যাহত রয়েছে ।
ও , আরেকটা ঘটনা বলে রাখি । একবার এক ইন্ডিয়ান ( থাকে ইউকে তে ) এর জন্য একটা আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনের কাজ করে দিয়েছিলাম । সেতো কাজ করার পরে পে - প্যাল নাই বলে আমাকে পেমেন্ট দিতেই রাজী হচ্ছিল না । পরে অনেক কষ্টে বুঝিয়ে - শুনিয়ে Western Union এর মাধ্যমে টাকাটা পকেটস্থ করি ।
লালমোহন থানার ওসি জাকির হোসেন ফকির বলেন , এ রকম একটি খবর তিনি শুনেছেন । এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।
প্রথম আলোর মহান বিজয় দিবস ২০১০ বিশেষ সংখ্যায় " গেরিলা থেকে সম্মুখ সমর " খ্যাত মাহবুব আলমের লেখা " সাধারণ মানুষের অসাধারণ যুদ্ধ " পড়ছি । বইটি পড়বার সময় ৭১ এর যে সাহসী মানুষগুলোর কথা জেনেছিলাম সেই সাহসী মানুষগুলোর বর্তমান অবস্থা জেনে নিজেকে অনেক স্বার্থপর ও ছোট মনে হচ্ছে না আদৌ । একজন মকতু মিয়া অন্ধ হয়ে শণির আখড়ায় ভিক্ষে করে আর আমিই হয়তো শণির আখড়া দিয়ে যাবার সময় জানলা গলে হাত বাড়ানো হাতে অবহেলা ভরে ২ টাকা দিয়েছিলাম । বইটির প্রতিটি মানুষ আজ ভালো নেই । ৭১ এর সাহসী মানুষগুলো আজ ভালো নেই । আমরা সুবিধাভোগী মানুষগুলো ভালো আছি , ৭১ এর স্বাধীনতা বিরোধীরা ঠিকই ভালো আছে । অথচ যাদের ভালো থাকার অধিকার ছিলো তারাই নেই । হায় স্বাধীনতা !
চাটিকিয়াং রুমান বলেছেন : প্রশাসন লিমনকে নিয়ে রসিকতা শুরু করেছে ।
এসব ক্ষেত্রে যে চিকিৎসাই দেওয়া হোক না কেন , একসময় শুধু ইনসুলিন দিয়েই চিকিৎসা করতে হয় | অবস্থা যদি তখন এ রকম হয় যে রোগীর খাদ্যাভ্যাস পরিবর্তন , কায়িক পরিশ্রম বাড়ানো , ট্যাবলেট ইত্যাদির মাধ্যমেও শর্করা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং শেষ পর্যন্ত ইনসুলিন দিয়েই চিকিৎসা করতে হচ্ছে , তাহলে প্রথম থেকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করাটাই কি ভালো নয় ? গবেষকদের মতে , যত তাড়াতাড়ি ইনসুলিন দিয়ে চিকিৎসা শুরু করা যাবে , তত বেশি প্যানক্রিয়াসকে সুস্থ ও নিরাপদ রাখা যাবে এবং বিটা সেলকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করা যাবে | ইনসুলিন শুধু যে সঠিক মাত্রায় শর্করা নিয়ন্ত্রণ করে তা নয় , সেই সঙ্গে বিটা সেলকে কর্মক্ষম রেখে ধ্বংসের হাত থেকেও রক্ষা করে | তাই বলা যায় , ডায়াবেটিস চিকিৎসায় ইনসুলিন হচ্ছে সবচেয়ে ভালো চিকিৎসা | এর মাধ্যমে রক্তের শর্করা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব , যা ট্যাবলেটের মাধ্যমে সম্ভব নয় | ডায়াবেটিক রোগীর চিকিৎসা যত তাড়াতাড়ি ইনসুলিন দিয়ে করা হবে , ততই তা রোগীর জন্য মঙ্গলজনক হবে | তাই বলা যায় , ডায়াবেটিক রোগীর জন্য ইনসুলিন শেষ চিকিৎসা নয় , বরং প্রথম চিকিৎসাই হওয়া উচিত |
ইন্ট্রো - ২ . ' ১৯২৮ সালের আইনের সংশোধন ব্যাপারে স্পষ্ট প্রমাণ হলো বাংলার আইনসভার কংগ্রেসি সভ্যদের কাছে চাষীর স্বার্থের চেয়ে জমিদারের স্বার্থ বড়ো ' ( ' জমির মালিক ' , অতুল চন্দ্র গুপ্ত , ১ জ্যৈষ্ঠ , ১৩৪১ ) ১৯১৯ সালের ভারত শাসন আইনের সমসাময়িক রায়ত - আন্দোলনে চাষীদের পে যেসব দাবি উপস্থিত করা হয়েছিল ১৯৩৮ সালে তার প্রায় সমস্তই পূরণ হয়েছে । কিন্তু বাংলার চাষীর গোয়াল যদি গরুতে ভর্তি হয়ে থাকে , আর তার গোলা যদি ধানে বোঝাই হয়ে গিয়ে থাকে , তার একমাত্র কারণ , সে গোয়াল ও গোলা নিতান্তই ছোট ; পূর্বেও ছিল , এখনো আছে ।
লেখক বলেছেন : ভাই , মষ্করা না করলে হইত না ?
জেট পাওয়ার ব্যবহার করে সমূদ্রে সার্ফিং করা ? শুনতে অদ্ভুত মনে হলও এমন একটি আবিষ্কারের জন্য পেটেন্ট আসলেই মঞ্জুর করা হয়েছিল মার্কিন পেটেন্ট অফিস থেকে । এ মারাত্মক সার্ফবোর্ড - এর পরবর্তী পরিণতি সম্বন্ধে খুব বেশি তথ্য অবশ্য পাওয়া যায় না ।
এই নামই আপনার ব্লগের নাম হবে । বাংলা ছাড়া অন্যান্য হরফে লিখিত নাম গ্রহণযোগ্য হবে না । আপনার নামে একাধিক শব্দ থাকলে মাঝে স্পেস দিতে পারবেন ।
সৌন্দর্যচর্চায় ছাড় ঢাকার আজিমপুরে মেয়েদের রূপচর্চার কেন্দ্র জাস্ট লুক বিউটি কনসেপ্ট দিচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে বিশেষ ছাড় । চুল কাটা , রং করা , ম্যানিকিউর , পেডিকিউর , ম্যাসাজ , ফেসিয়াল , …
প্যারিসের আইফেল টাওয়ারে বোমার গুজব । খবর বিবিসি , গত মঙ্গলবার রাতে বোমার গুজবে বিশ্বখ্যাত প্যারিসের আইফেল [ বিস্তারিত ]
সিনেটর ফ্রাঙ্ক লটেনবাগের মত অনেক মার্কিন আইন প্রণেতা পাকিস্তানে সাহায্য প্রদান বন্ধ করাসহ কঠোর পদক্ষেপ নেয়ার পক্ষে অবস্থান নিয়েছেন । ফ্রাঙ্ক বলেন , পাকিস্তানকে আরো সাহায্য দেয়ার আগে নিশ্চিত হতে হবে যে , পাকিস্তান আসলেই সন্ত্রাসবিরোধী দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে । এই পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের শীঘ্রই পাকিস্তান সফরের কর্মসূচি রয়েছে ।
নারে ভাই । আমি ঔটা আগেই সাইজ করছি । কিন্তু কাহিনী হচ্ছে , যে পাইথন দিয়ে ডাউনলোড হয়ে একে বারে রুটে সেভ হচ্ছে , তাই আমি খুজে পাইনি । আপনি শুধু wget এর লগ টা ফাইলে পাথ দিয়েছেন কিন্তু ডাউনলোডেড ফাইলের জন্য দেন নাই । তার রুটে হয়ে গেছে । একটু আগে খুজে পেলাম
আজ বহুদিন হলো নব যৌবনা মেয়েটির ঘুম নেই । মাঝে মাঝে ঘুমের মধ্যে জামান ! ! জামান ! ! বলে চিৎকার করে ওঠে । সারাটা দিন মন মরা হয়ে বাধ্যগত বধুর মত সংসারের কাজ করে যায় । কিন্তু বুকের ভেতর যে দহন ক্ষণে ক্ষণে দূর্বল করে দেয় হাত পায়ের শিরা উপশিরা তা কিছুতেই কমছে না । আসমা ! ! আসমা ! ! আমরা
গত ২৬শে জুন অনলাইন নিউজ উইক এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে । এর শিরোনাম ছিল - দ্য ডেথ অব দ্য পাসওয়ার্ড । অর্থাৎ পাসওয়ার্ডের বিদায় । যদি পাসওয়ার্ডের বিদায় জানানো হয় তাহলে তো মজার কথা । এ নিয়ে ওই রিপোর্টে আরও বলা হয় , পাসওয়ার্ড নিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের কত্ত না যাতনা । নানা কায়দায় , নানা কৌশলে ইংরেজি অক্ষর , বিভিন্ন চিহ্ন , জটিল বিষয় ব্যবহার করে পাসওয়ার্ড দেয়া হয় , যাতে হ্যাকাররা ধরতে না পারে । এসব বিদঘুটে পাসওয়ার্ড মনে রাখাও খুব কঠিন কাজ ।
মুসলিম ধর্ষক শিক্ষকদের কয়েকটি রিপোর্ট দেখি চলুন -
হেলাল এম রহমান বলেছেন : পরের পর্বের অপেক্ষায় । কারাস্মৃতি পড়তে আমার অনেক ভাল লাগে যদিও কারা জীবন সুখকর কিছুনা । ধন্যবাদ ।
প্রজন্ম ফোরাম » বিবিধ » তখন আপনি কি করবেন ?
চাকরির সুবাদে কিশোরগঞ্জের মিঠামইন , অষ্টগ্রাম , ইটনা আর নিকলি যাবার সৌভাগ্য হয়েছিলো । এগুলো একেবারে হাওড়ের মাঝে । বেশ ক ' বার দির্ঘ লঞ্চ ভ্রমন করতে হয়েছে । মাঝে মাঝে সময় যেনো আর ফুরোতো না । কিন্তু ব্যাস্ততা ভেদ করেও হাওড় আমার অন্তরে ঢুকতে পেরেছিলো । আমি এখন হাওড় নিয়ে একটা শব্দ শুনলেও কান খাড়া করে শুনি । ক ' দিন আগে টিভিতে সংসদের আলোচনা শুনছিলাম । প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি জমিতে দরিদ্রদের পুনর্বাসন নিয়ে কি যেনো বলছিলেন । স্পিকার আবদুল হামিদ সাহেব তাকে থামিয়ে , তার হাওড় এলাকায় এ জন্য জমি দেবার প্রস্তাব করলেন । প্রস্তাবটা উনি আলোচনার মাঝে একটু আতকাই দিয়েছিলেন , যে জন্য হয়তো প্রধানমন্ত্রি বা অন্যরা এর সম্ভাবনাটা বোঝেনি । জলে ডুবে থাকে বলে , হাওড়ের উন্নয়নকে সবাই ডিফিকাল্ট মনে করে । কিন্তু হাওড়ের ব্যাবহৃত বিশাল জায়গা আমরা সত্যিই বহুমুখি ব্যাবহার করতে পারি ।
লেখক বলেছেন : বিদ্যুৎ সংকট , পানি সংকট , মশার যন্ত্রণায় শান্তি মোইরা গেছে । শান্তির কবরে ডালিম গাছ লাগান হৈসিলো । ঐ ডালিম কাউয়া খাইয়া গেছে । এম্নাবস্থায় কবিরা যদি " এবার ফিরাও মোরে " বলে ওপ্টিমিজমের বামে আইতে চাই তালি তারে " সিট দখল " করতে না দেয়া আম্রার আমাদের , করত্যইব্য ।
তবে হরতালের প্রথম দিনে নারায়ণগঞ্জে হরতাল সমর্থনকারী ও পুলিশের মধ্যকার সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধাদান এবং পুলিশকে আঘাত করার অভিযোগে প্রায় একশত ব্যক্তি এবং অজ্ঞাত আরো অনেককে আসামী করে পুলিশ নারায়নগঞ্জের বিভিন্ন থানায় পাঁচটি মামলা করেছে ।
আলামত যা দেখতেসি , মনে হয় , কিয়ামতের আর দেরি নাই !
এখন আর পান চুরি করিবার প্রয়োজন রহিল না । অমলের খ্যাতিলাভে চারুর এই আর - একটা লোকসান ; তাহাদের ষড়যন্ত্রের কৌতুকবন্ধনটুকু বিচ্ছিন্ন হইয়া গেল ; পান এখন অমলের কাছে আপনি আসিয়া পড়ে , কোনো অভাব হয় না ।
আপনার হেভী বাড়ি মারার পরিবর্তে আপনার সম্মাননা আমাকে আগামীতে ফাউল পোষ্ট করা থেকে বিরত রাথতে উৎসাহিত করবে । আমি ভালো পোষ্ট করতে পারিনা কারন আমার জ্ঞানের পরিধি সীমিত , পোষ্ট করে যাচ্ছি কারন এই ফোরামে না লিখে থাকতে পারিনা ।
যারা ইন্টারনেট নিয়মিত ব্যাবহার করেন , তাদের প্রায় প্রত্যেকেরই নামে - বেনামে একাধিক ইমেইল এড্ড্রেস থাকে । সংখ্যাটি কম বেশি যাই হোক না কেন , বারবার লগইন আর সাইনআউটের ঝামেলা কেউ চায় না । পপ্ পীপার নামের এই ছোট্ট সফট্অয়্যারের মাধ্যমে একাধিক ইমেইল এড্ড্রেস থেকে একই উইন্ডোতে সব ইমেইল চেক করা যাবে । এতে সাধারন যে কোন ইমেইল প্রোভাইডার ইয়াহু , হটমেইল বা জিমেইল এর মত সুবিধা পাওয়া যাবে । আপনি এখান থেকেই আপনার যেকোন এড্ড্রেসের ইমেইল কম্পোজ , রিপ্লাই , ফরোয়ার্ড করতে পারবেন । পপ্ পীপার POP3 , IMAP , Hotmail / MSN , Yahoo , Mail . com , MyWay , Excite , Rediffmail , Lycos , Gmail , Juno / Netzero ' র ইমেইল এড্ড্রেস সাপোর্ট করে । আপনার যদি উপরে উল্লেখিত যেকোন ইমেইল প্রোভাইডারের একই সঙ্গে বা আলাদা ভাবে একাধিক ইমেইল এড্ড্রেস থাকে তবে আপনি সবগুলো পপ্ পীপারে এড্ করতে পারেন । একেবারে ফ্রী এর সফট্অয়্যারটি এইখান থেকে ডাউনলোড করুন ।
সকাল হওয়ার জন্য অপেক্ষায় ছিলাম সারারাত । ভাবছিলাম দিনটা কিভাবে কাটাবো : SS । একবার মনে হচ্ছে বইমেলায় যাই , হাত ধরে হাঁটব আর বই কিনব , তারপর রিক্সায় ক্যাম্পাসটা একবার ঘুরবো । আবার মনে হচ্ছে দূরে কোথাও যাই , নিরিবিলি কোন একটা যায়গায় ছুঁয়ে বসে থাকি চুপচাপ । ফাল্গুন এলেই মন এমন অস্থির হয় কেন কে জানে ! হাওয়ায় ভেসে বেড়াতে চায় ।
গত মঙ্গলবার থেকে সারা দেশে ভোজ্যতেল ও চিনি বিপণনে ' ডিও ( চাহিদাপত্র ) প্রথা ' র বিলুপ্তি ঘটিয়ে চালু হয়েছে ' পরিবেশক প্রথা ' । এর ফলে আইনগতভাবে দীর্ঘদিনের অস্বচ্ছ বিক্রি ব্যবস ' ার অবসান ঘটবে বলে ধারণা করা হচ্ছে । ফলে ক্রেতাদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেয়ার সুযোগ আর থাকবে না । অবসান হবে মধ্যস্বত্বভোগীদের রাজত্ব । নতুন নিয়মের যে ইতিবাচক দিকগুলো সরকার এবং সংশ্লিষ্টদের পক্ষ [ . . . ]
লেখক বলেছেন : ৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আর একবার । অনুপ্রানিত হই আপনাদের বার বার দেখে ।
সঙ্গে - সঙ্গে মনে পড়ে ১৯৯৫ সালের পর শাহাদাত বুলবুলের সঙ্গে আর দেখা হয় নি আমার । অথচ ১৯৭৬ সালে পরিচয় হওয়ার পর থেকে ওই বছর পর্যন্ত প্রায়ই দেখা হতো তাঁর সঙ্গে । কথা কম বলতেন । নত স্বরে বলতেন । নম্র , শান্ত , বিষাদিত চেহারার মানুষ । ছোটখাটো হালকা পাতলা গড়ন । দেখে মনে হয় ভঙ্গুর । কিন্তু ভেতরে - ভেতরে অনেকখানি ঋজু । তাই কবিতায় ছিল প্রখর প্রবল অনুভূতি । দ্যুতিময় উচ্চারণ । প্রথম পাঠেই ভাল লেগে যেতো । ওই ভাল লাগার কারণেই সম্ভবত ১৯৭৬ - ৮২ সালের সাপ্তাহিক বিচিত্রা - য় সবচেয়ে বেশি ছেপেছি তাঁর কবিতা । সেই বেশি ছাপাটা চোখেও পড়েছিল অনেকের । তাই শোকসংবাদটি জানানো মাত্র সাহিত্যিক - সম্পাদক রাজীব নূর প্রায় সঙ্গে - সঙ্গে বলেন , আপনিই তো তাঁকে সবচেয়ে বেশি তুলে ধরেছিলেন ' বিচিত্রা ' র পাতায় !
লালসালু বলেছেন : মমতাজ তো এখন সরকারী দলের সংসদ সদস্যা ! ওনি গান গাইবে না তো কি আসিফ গান গাইবে ?
অথৈ সাগর বলেছেন : সেই জন্যই অপেক্ষা করুন ।
খালেদা জিয়ার বাড়ি নিয়ে সমস্যা , কোর্টে মামলা মোকদ্দমা , যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে নানা বিধ কথা - বার্তা , সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা , বিরোধী দলের কর্মকান্ড নিয়ে উত্থাপিত কথা , তাহিরপুরে শেখ হাসিনার শো ডাউন , বি এনপি ' র পালটা প্রস্তুতি , বিদ্যুত , গ্যাস , দ্রব্য মূল্যের দিক নিয়ে পক্ষে ও বিপক্ষে নানা ধরনের তর্ক ও বিতর্কে কি খুনী এম পি শাওন হারিয়ে যাচ্ছে আমাদের আলোচনা থেকে ? কেউ কি তা লক্ষ্য করেছেন ?
তিনি এ প্রসংগে তিনি উদাহরণ দিতে গিয়ে জানান , ব্রিটেনের মতো উন্নত দেশে আল - কায়েদা সন্দেহে একজন নিরাপরাধ ব্রাজিলীয়কে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছিল ।
ঢাকা , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : একাত্তরে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামির আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ ৪ শীর্ষ নেতার বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করে আগামী ১ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিল করতে প্রসিকিউশনকে নির্দেশ দেয়া হয়েছে । একইসঙ্গে এ সময় পর্যন্ত ৪ নেতার আটকাদেশের মেয়াদ বাড়িয়েছে আদালত । এছাড়া ১ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন চারনেতার জামিন আবেদনের বিষয়েও ওদিন শুনানির কথা বলেছেন আদালত । অপর দু ' নেতা হলেন - সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা । বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার এসব আদেশ দেন । সকাল ১০ টা ৩৭ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়ে একটানা বেলা ১১ টা ২০ মিনিট পর্যন্ত চলে । শুরুতেই প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু তদন্তের জন্য আবারো সময় প্রার্থনা এবং আসামিদের বিরুদ্ধে আটকাদেশের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে বলেন , তদন্তে তাদের বিরুদ্ধে অনেক তথ্য - প্রমাণ পাওয়া গেছে । সেগুলো যাচাই - বাছাইয়ের কাজ চলছে । এর আগে গত ১ জুন ট্রাইব্যুনাল এ চার নেতার বিরুদ্ধে তদন্তে দীর্ঘসূত্রতায় উষ্মা প্রকাশ করে । আদালত ১২ জুলাইয়ের মধ্যে এ চারজনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করতে প্রসিকিউশনকে নির্দেশ দেন । তদন্ত সম্পন্ন না হলে অগ্রগতি প্রতিবেদন দেয়ার কথা বলে আদালত । একই সঙ্গে এ সময় পর্যন্ত ৪ নেতার আটকাদেশের মেয়াদ বাড়ায় আদালত । এদিকে চারনেতার জামিন চেয়ে তাদের আইনজীবী রোববার ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আবেদন জমা দেন । এর আগে তাদের জামিন আবেদন একাধিক বার নাকচ করে ট্রাইব্যুনাল । নিজামীকে আজ মঙ্গলবার সকাল ৯ টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে আনা হয় । এর আগে সকাল পৌনে ৯ টায় মুজাহিদকে আনা হয় নারায়ণগঞ্জ কারাগার থেকে । সকাল ১০ টা ২২ মিনিটে কামারুজ্জামান ও কাদের মোল্লাকে একটি মাইক্রোতে করে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসা হয় । আদালতের কার্যক্রম শুরুর আগে তাদের হাজতখানা থেকে কাঠগড়ায় নেয়া হয় । উল্লেখ্য , ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার এক মামলায় নিজামী ও মুজাহিদকে গত বছরের ২৯ জুন এবং কামারুজ্জামান ও কাদের মোল্লাকে ১৩ জুলাই রাজধানীর পল্লবীর একটি গণহত্যা মামলায় গ্রেফতার করা হয় । এরপর তাদের যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতার দেখানো হয় । এদিকে চারজনকেই পৃথকভাবে ধানম - ির সেফহোমে নিয়ে তদন্ত সংস্থার সদস্যরা জিজ্ঞাসাবাদ করেন । ( শীর্ষ নিউজ ডটকম / এমএএইচ / জেডএইচ / টিএইচ / এমএইচ / ১১ : ২৮ঘ . )
এবং নিজের ধর্ম হিসেবে ক্যাথোলিক মতবাদে দীক্ষা নেন । কুরআনকে বিশ্বাসভিত্তিক সাহিত্য উল্লেখ করে ব্লেয়ার বলেন , এই সাহিত্য বিশ্বায়ন যুগের বিশ্বকে অনেক গুরুত্বপূর্ণ সমাধান দিতে পারে । এছাড়া , জাতিসংঘ , যুক্তরাষ্ট্র , ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়া এই চতুষ্টয়ের হয়ে মধ্যপ্রাচ্যের বিশেষ দূত হিসেবে কাজ করতে ইসলাম ও অন্যান্য ধর্মের জ্ঞান তার জন্য খুবই দরকারি বলে বর্ণনা করেন ব্লেয়ার । লেবার পার্টির এই সাবেক নেতা মুসলিমদের ধর্মকে ' চমৎকার ' আখ্যায়িত করে প্রশংসা করেন । তিনি বলেন , মানুষকে সৎপথে পরিচালনার ক্ষেত্রে ইসলামের নবী মুহাম্মদের অসাধারণ ক্ষমতা ছিল । এই প্রথম ধর্ম বিষয়ে খোলামেলা কথা বললেন ব্লেয়ার । এরআগে তিনি নিজেকে ধর্মে অবিশ্বাসী বলে পরিচয় দিতেন । উল্লেখ্য গত অক্টোবরে ব্লেয়ারের শ্যালিকা লরেন বুথ ( শেরি ব্লেয়ারের বোন ) ইসলাম ধর্ম গ্রহণ করেন । প্রসঙ্গত ক্ষমতা ছাড়ার পর ব্লেয়ার ধর্মের মধ্যে বিভেদ দূর করার লক্ষ্য নিয়ে ' টনি ব্লেয়ার ফাউন্ডেশন ' গঠন করেন । ( লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে )
ইতিহাসের আলোকে পর্যালোচনা করলে দেখা যায় প্রাক - ইসলামিক সময়ে মধ্যপ্রাচ্যেও কন্যাশিশু হত্যা রীতি সমাজে প্রচলিত ছিল । ইসলাম আবির্ভাবের পরে এই বর্বর রীতি সমূলে উৎপাটিত হয় । ইসলামী চেতনায় যেকোন শিশু হত্যাই সবচেয়ে বড় ধরণের অপরাধের পর্যায়ে পড়ে । কোরআনে এ বিষয়ে বলা হয়েছে , " দারিদ্রের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না । তাদেরকে এবং তোমাদেরকে আমিই জীবনোপকরণ দিয়ে থাকি । নিশ্চয় তাদেরকে হত্যা করা মারাত্নক অপরাধ । " ( ১৭ : ৩১ ) কন্যাশিশু হত্যার ব্যাপারে সরাসরি সতর্ক করা হয়েছে এভাবে , " যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে , কী অপরাধে তাকে হত্য করা হল ? " ( ৮১ : ৮ - ৯ ) শুধু তাই নয় , পুত্রসন্তান জন্ম নিলে মাত্রাতিরিক্ত খুশী হওয়া এবং কন্যাসন্তান জন্ম নিলে হতাশ হতে নিষেধ করা হয়েছে ( ১৬ : ৫৮ - ৫৯ ) । ইসলামে নারী বা কন্যাশিশু সবসময় বিশেষ মর্যাদার পাত্র । হাদিসে বর্ণিত আছে -
অতীত আমার , চাইছি ক্ষমা এবার করো একটুখানি সন্ধি দু : খ তুমি যাও মিলিয়ে মন খারাপের ক্ষণ বিলিয়ে আমি যে হায় স্মৃতির খাঁচায় বন্দী
ঢাকা , ২৭ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ এর সাময়িক বরখাস্ত হিসাব ব্যবস্থাপক মো . আরশাদ হোসেন ও তার স্ত্রী লুবনা লনি ' র বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা হয়েছে । অবৈধভাবে সম্পদ আয়ের মাধমে ২৭টি ফ্ল্যাট , ১২টি প্লট ও ৫টি দোকান কেনার জন্য দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে এ মামলা করে । ইতিমধ্যে তাদের বিরুদ্ধে চার্জশিটেরও সুপারিশ করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা । দুদকের অনুসন্ধানে দেখা যায় , অভিযুক্তরা কোম্পানির ২৮ কোটি ৮৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেন । এ অপরাধে উভয়ের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০৯ এর ৪ ( ২ ) ধারায় মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম । পরে তিনিই দুদক কর্তৃক উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হন । এ বছরের ২৯ এপ্রিল ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করা হয় । ( শীর্ষ নিউজ ডটকম / এমইউএস / সুম / এএইচ / ১৫ . ১২ঘ . )
পাকিস্তান আমলের নিবর্তনমূলক ' শত্রু সম্পত্তি ' আইনটি সরকারিভাবে এবং আদালতের রায়ের মাধ্যমে একাধিকবার মৃত ঘোষিত হলেও আজও এর অভিশাপ থেকে মুক্তি পাচ্ছেন না দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী । ভিন্ন চেহারায় এখনো আইনটি তাদের বিরুদ্ধে নিপীড়নের অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে । বর্তমান মহাজোট সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও সরকারের মেয়াদের আড়াই বছরেও বিষয়টির সুরাহা হয়নি । এটা খুবই হতাশাব্যঞ্জক । ১৯৬৫ সালে প্রণীত এ আইনের মাধ্যমে তৎকালে এ দেশের সংখ্যালঘুদের মধ্যে যারা দেশ ত্যাগ করেছিলেন , তাদের পারিবারিক সম্পত্তিকে ঘোষণা করা হয়েছিল শত্রু সম্পত্তি । এই সম্পত্তিতে দেশত্যাগী মালিকের উত্তরাধিকারীদের ভোগদখলের অধিকার রহিত হয় এবং রাষ্ট্র এই সম্পত্তি অধিগ্রহণ করে । শুধু দেশত্যাগী সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি শুধু অধিগ্রহণই করা হয়নি , অনেক সম্পত্তি যথেচ্ছভাবে লিজ দেয়া হয় । এ আইনে মুসলমান কোনো দেশত্যাগী নাগরিকের সম্পত্তি অধিগ্রহণের কথা বলা হয়নি । দেশত্যাগী মুসলমানের সম্পত্তিতে উত্তরাধিকারী কিংবা পরিবারের অন্য সদস্যদের ভোগদখলের আইনানুগ অধিকার রহিত করা হয়নি । বলাই বাহুল্য , এই আইনটি দিয়ে দেশের নাগরিকদের মধ্যে বিভাজন তৈরি করা হয়েছিল । অর্থাৎ উদ্দেশ্যমূলকভাবে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটি নিবর্তনমূলক ব্যবস ' া প্রবর্তন করা হয়েছিল এই আইনের মাধ্যমে । দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালের ২৩ মার্চ বঙ্গবন্ধু এই আইনটি বাতিল করেন । এরপর এ আইনের বলে আর কোনো সম্পত্তি ' শত্রু সম্পত্তি ' হিসেবে বিবেচিত হওয়ার কোনো সুযোগ থাকার কথা না থাকলেও আইনের মারপ্যাঁচ থেকেই যায় । শত্রু সম্পত্তি থাকে না ঠিকই কিন ' ঐ সম্পত্তিকে দেখা হয় ' অর্পিত সম্পত্তি ' হিসেবে । এতেও উত্তরাধিকারীদের অধিকার পুন : প্রতিষ্ঠার পথ সুগম হয় না । ১৯৯৬ সালে আওয়ামী লীগ তাদের নির্বাচনি ইশতেহারে অধিগ্রহণকৃত ' শত্রু সম্পত্তি ' বৈধ উত্তরাধিকারিদের ফিরিয়ে দিতে আইন করার ঘোষণা দিয়েছিল । ক্ষমতাসীন হয়ে তারা মেয়াদকালের শেষ প্রান্তে এসে ২০০১ সালে ' অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ' প্রণয়ন করে । কিন ' তখন ভুক্তভোগী ও সচেতন মহল থেকে সংশোধন সাপেক্ষে ' অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ' কার্যকরের দাবি তোলা হয় । পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতায় এসে সেটি বাস্তবায়ন না করে অকার্যকর করে রাখে । এমনকি গত নির্বাচনের আগেও আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে বিষয়টির উল্লেখ থাকার পরও আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মেয়াদের আড়াই বছরেও বিষয়টির সুরাহা হয়নি । গত বছর জাতীয় কনভেনশন অনুষ্ঠানের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু প্রস্তাব তৈরি করা হয় । কিন ' এর আলোকে কোনো সমাধান এখনো হয়নি । উচ্চ আদালত থেকে এই শত্রু সম্পত্তি আইন মৃত ঘোষণার পরও , এ আইনটি আমাদের রাষ্ট্র ও সংবিধানের মূলনীতি ও চেতনার বিপরীত হওয়া সত্ত্বেও কেন এর অভিশাপ থেকে মুক্তির আইনি সুরাহা হচ্ছে না তা আমাদের বোধগম্য নয় । এই কালো আইনের সুযোগ নিয়ে যারা কখনো দেশ ছাড়েনি , তাদের সম্পত্তিও দখল করা হয়েছে । এটি শুধু সংখ্যালঘুদের জন্য অভিশাপ নয় , দেশের গণতান্ত্রিক পরিচয়ের ওপরও একটি কলঙ্কচিহ্ন । এর নিষ্পত্তি করা সরকারের একটি গুরুদায়িত্বও বটে । বলা হয়ে থাকে , স্বার্থান্বেষী একটি শক্তিশালী মহলের ইচ্ছায় এটির সুরাহা হচ্ছে না । গণতান্ত্রিক সরকারের উচিত রাষ্ট্রীয় চেতনার বিরুদ্ধাচারি ওই মহলটিকেও চিহ্নিত করা । সরকার পক্ষ থেকে বলা হচ্ছে , শিগগিরই ' অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ' সংসদে উপস ' াপন করা হবে । আমরা অবশ্যই আশা করবো , সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে আইনটি অবিলম্বে সংসদে পাস হবে এবং এর যথাযথ বাস্তবায়নে সরকার উদ্যোগী হবে ।
বাগেরহাট , ৯ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : বাগেরহাটের মোরেলগঞ্জের খারইখালী গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আব্বাস শরীফ ( ৪৬ ) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । আজ শনিবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে । সে উপজেলার খারইখালী গ্রামের মৃত মোজাহার শরীফের ছেলে ।
উপস্থাপনাটাও জরুরি আপনার অনন্যতা খুঁজে পেলেই কাজ শেষ নয় । সেই অনন্যতাকে সঠিকভাবে উপস্থাপন করাটাই ব্র্যান্ডিং । এ উপস্থাপনাটাও হতে হবে নিজের মতো । বিষয়টা এমন না যে , পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিজের ব্র্যান্ডিং করবেন আপনি ; পণ্য আর প্রতিষ্ঠানের ব্র্যান্ডিংয়ের সঙ্গে ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের ফারাক এখানেই । আপনার কাজই আপনার প্রচারণার বাহন । তবে এ জন্য কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে । ব্যক্তিগত যোগাযোগ কিংবা গণযোগাযোগের মাধ্যমে সাম্যের মধ্যে নিজেকে তুলে ধরতে হবে কৌশলে । এ জন্য একজন রাজনৈতিক নেতা যেমন গণসংযোগ করতে পারেন , তেমনি যে কেউই তাকে তুলে ধরতে পারে সময়ের সঙ্গে নিজেকে মিলিয়ে । জীবনবৃত্তান্তে নিজের যোগ্যতাগুলো আলাদা করে যেমন উল্লেখ করা যেতে পারে , তেমনি ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি করেও তুলে ধরা যেতে পারে নিজের বৃত্তান্ত । চারপাশটা দেখে ব্যক্তিগত ব্র্যান্ড এগিয়ে নিয়ে যেতে হবে সুনির্দিষ্ট পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে । সেই সঙ্গে জানতে হবে , কবে , কখন , কার সামনে আপনি আপনাকে উপস্থাপন করতে যাচ্ছেন । এ যোগ্যতা ও সামর্থø সম্পর্কে পরিষ্কার ধারণার পর নিজের অনন্যতাকে ছড়িয়ে দিতে হবে । বুঝতে হবে , কোন দিকে এগোলে কৌশলে নিজেকে তুলে ধরা যাবে সঠিকভাবে । লক্ষ্য অর্জনে যে বিষয়গুলো সবচেয়ে বেশি সহায়ক হবে সেগুলো চিহ্নিত করে নিজের কাজ ও আচরণে আলাদা কিছু ফুটিয়ে তুলতে হবে । এ জন্য সবার আগে দরকার যোগাযোগ ও সম্পর্ক উন্নয়ন । তবে মনে রাখতে হবে , নিজের অসাধারণ গুণগুলোর পাশাপাশি সাধারণ কিংবা মৌলিক গুণগুলোও যেন প্রকাশ পায় । যোগ্যতাকে সবার কাছে জায়গা মতো তুলে ধরতে হবে । এ জন্য নিজের জীবনবৃত্তান্ত বেশ কাজে আসতে পারে । চমৎকার ও আকর্ষণীয় এমন একটা জীবনবৃত্তান্ত ওয়েবে রেখে দেওয়া যেতে পারে । নিজের আলাদা ওয়েবসাইট না থাকলে কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও রাখা যেতে পারে । কাজের ক্ষেত্র বাড়াতে হবে । এমন জায়গায় কাজ করার চেষ্টা করতে হবে , যেখানে নিজের যোগ্যতার পরিচয় দেওয়ার সুযোগ আছে । সব কাজের মধ্যেই নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে । ব্যক্তিগত আর সামাজিক যোগাযোগ বাড়াতে কাজে আসতে পারে প্রযুক্তি । ফেসবুকের মতো ভাচুêয়াল সমাজ নিজেকে তুলে ধরার নতুন সুযোগ করে দিয়েছে ।
একটা গল্প মনে পড়ে গেল । এক রাজার ছেলে নাপিতের নিকট শেভ করতে বসেছে । আশে - পাশে বেশ কিছু শাঙ্গ - পাঙ্গ । এমন সময় রাজার দূত এসে রাজার ছেলেকে চুপি চুপি বললেন শাহজাদা রাজা মশাই এখনই আপনাকে একটু তলব করেছেন , দ্রুত আমার সাথে যেতে হবে । বাধ্যগত শাহজাদা তাৎক্ষনিকভাবে কাজে বিরতী দিয়ে দূতের সাথে চললেন । কিন্তু ইতোমধ্যে শাহজাদার অর্ধেক শেভ করা হয়ে গিয়েছিল । কি কারনে শাহজাদা চলে যাচ্ছেন এটা যেহেতু কেউ জানতেন না তাই যারাই তার দিকে দেখলো তারাই মনে করলো এটাই মনে হয় একটা নতুন স্টাইল । কয়েকদিন পর দেখা গেল এলাকার সবাই শাহজাদার স্টাইলে শেভ করছে অর্থাৎ এক দিকটা শেভ করছে আর অন্য দিকটায় দাড়ি রাখছে ! কারন জিজ্ঞাসা করে জানা গেল রাজার ছেলে এরকম করছে তাই আমরাও করছি !
ইলিয়াস সাগর বলেছেন : আপনাদের অনুপ্রেরণাই আমার লিখনীর শক্তি । সর্বদা আমন্ত্রণ রইলো । ধন্যবাদ হলুদ ।
আমাদের সরকারের পুরানো এক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী পাটশিল্প নিয়ে " জেহাদ " করেছিলেন । হ্যাঁ , ঠিক এই কথাগুলিই বলেছিলেন তিনি । বলেছিলেন , জুট নিয়ে তিনি জেহাদ শুরু করেছেন । জুলাই ২০০৭ - এর মাঝামাঝি , বাংলাদেশের শ্রমিকরা যখন প্রচণ্ড ক্ষুব্ধ ও দিশাহারা একের পর এক জুটমিলগুলিতে লে - অফ ও শ্রমিকছাটাইয়ের দৌরাত্মে , তখন তিনি একদিন বস্ত্র ও শিল্প মন্ত্রণালয়ের এক সাংবাদিক সম্মেলনে সুশীল ভদ্রতাসমেত জানিয়েছিলেন , পাট খাতকে বাঁচানোর জন্যে তারা নাকি তিন বছর মেয়াদী এক কর্মসূচি হাতে নিয়েছেন । তা বাঁচানোর কায়দাটা কি ? না , খুবই সোজা । শ্রমিকদের পেটে লাথি দিয়ে বলা , যা , ভাগ এবার , তোদের ভাত তোরা জোটা ।
১৩ । যদি কোন ব্যক্তি তাহার স্বেচ্ছাধীন কর্মকাণ্ড অথবা অংশ গ্রহণের মাধ্যমে কোন দলিল প্রস্তুত বা বিতরণ করেন , অথবা কোন মুদ্রণ বা ইলেকট্রনিক মাধ্যমে কোন তথ্য সম্প্রচার করিয়া , অথবা কোন সরঞ্জাম , সহায়তা বা প্রযুক্তি বা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কোন ব্যক্তি বা সংগঠনকে এইরূপ অবগত থাকিয়া সহায়তা প্রদান করেন যে , উক্ত দলিল , সরঞ্জাম , সহায়তা বা প্রযুক্তি বা প্রশিক্ষণ এই আইনের অধীন কোন অপরাধ সংঘটনের কাজে ব্যবহৃত হইবে বা উক্ত ব্যক্তি বা সংগঠন উহাদের অনুরূপ অপরাধ সংগঠনের প্রচেষ্টায় ব্যবহার করিবে , তাহা হইলে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড প্ররোচিত করিয়াছেন বলিয়া গণ্য হইবেন ; এবং সংশ্লিষ্ট অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ শাস্তির দুই তৃতীয়াংশ মেয়াদের কারাদণ্ডে , অথবা অর্থদণ্ডে , অথবা উভয় দণ্ডে তাহাকে দণ্ডিত করা যাইবে ; এবং যদি উক্ত অপরাধের জন্য নির্ধারিত শাস্তি মৃত্যুদণ্ড হয় , তাহা হইলে অপরাধের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনূর্ধ্ব চৌদ্দ বৎসরের কারাদণ্ড হইবে , কিন্তু উহা পাঁচ বৎসরের কম হইবে না ।
সম্প্রতি আমি গিয়েছিলাম খুলনার কাছে মংলা সিমেন্ট ফ্যাক্টরীতে ৻ এই মংলা সিমেন্ট ফ্যাক্টরীর প্রথম ইউনিটটি চালু হয় ১৯৯৪ সালে ৻ তখন ঐ ইউনিটের উৎপাদন ক্ষমতা ছিলো ঘন্টায় পঁয়ষট্টি টন ৻
ভাল লিখা । চাত্তয়াগুলো খুব সুন্দর করে প্রকাশ পেয়েছে ।
আশাকে বিহারী ভালোবাসে , এ কথা যে এমন রূঢ় করিয়া , এমন গর্হিতভাবে মহেন্দ্র মুখে উচ্চারণ করিতে পারিবে , তাহা বিহারী স্বপ্নেও কল্পনা করে নাই । কারণ , সে নিজেও এমন কথা স্পষ্ট করিয়া কখনো মনে স্থান দেয় নাই । প্রথমটা বজ্রাহত হইল - তার পরে ক্রোধে ঘৃণায় ছটফট করিয়া বলিতে লাগিল , ' অন্যায় , অসংগত , অমূলক । '
সম্প্রতি উদ্ভাবিত হয়েছে বেশ কিছু নতুন ওয়ারলেস , টেকনোলজি , যা ব্যবহার করতে পারে লাইসেন্সবিহীন রেডিও স্পেকট্রাম ৷ এসব ওয়্যারলেস টেকনোলজিকে গতানুগতিক …
" ঝিনাইদহে এক সপ্তাহে আটটি গুপ্তহত্যা " ( ০১ / ০৭ / ৭৩ ) ; " ঢাকা - আরিচা সড়কঃ সূর্য ডুবিলেই ডাকাতের ভয় " ( ০২ / ০৭ / ৭৩ ) " বরিশালে থানা অস্ত্রশালা লুটঃ ৪ ব্যক্তি নিহত " ( ৪ / ০৭ / ৭৩ ) ; " পুলিশ ফাঁড়ি আক্রান্তঃ সমুদয় অস্ত্রশস্ত্র লুট " ( ১২ / ০৭ / ৭৩ ) ; " লৌহজং থানা ও ব্যাঙ্ক লুট " ( ২৮ / ০৭ / ৭৩ ) ; " দুর্বৃত্তের . . . ফ্রি স্টাইল " ( ০১ / ০৮ / ৭৩ ) ; " পুলিশ ফাঁড়ি ও বাজার লুটঃ লঞ্চ ও ট্রেনে ডাকাতি " ( ৩ / ০৮ / ৭৩ ) ; " এবার পাইকারীহারে ছিনতাইঃ সন্ধা হইলেই শ্মশান " ( ১১ / ০৮ / ৭৩ ) ; " চট্টগ্রামে ব্যাংক ডাকাতি , লালদীঘিতে গ্রেনেড চার্জে ১৮ জন আহত , পাথরঘাটায় রেঞ্জার অফিসের অস্ত্র লুট " ( ১৫ / ০৮ / ৭৩ ) ; " খুন ডাকাতি রাহাজানিঃ নোয়াখালীর নিত্যকার ঘটনা , জনমনে ভীতি " ( ১৬ / ০৮ / ৭৩ ) ; " ২০ মাসে জামালপুরে ১৬১৮টি ডাকাতি ও হত্যাকান্ড " ( ১৭ / ১১ / ৭৩ ) ; " আরও একটি পুলিশক্যাম্প লুটঃ সুবেদরসহ ৩ জন পুলিশ অপহৃত " ( ১৩ / ০৭ / ৭৩ ) ; " যশোরে বাজার লুটঃ দুর্বৃত্তের গুলীতে ২০ জন আহত " ( ১৮ / ০৪ / ৭৪ ) ; " রাজশাহীতে ব্যাংক লুট " ( ২১ / ৪ / ৭৪ ) । মুজিব আমলের পত্রিকাগুলো পড়লে চোখে পড়বে এরূপ হাজার হাজার ঘটনা ও বহু হাজার বিয়োগান্ত খবর । পাকিস্তানের ২৩ বছরের ইতিহাসে দুর্বৃত্তির যত না ঘটনা ঘটেছে মুজিবের ৪ বছরে তার চেয়ে বহু গুণ বেশী ঘটেছে । বাংলার হাজার বছরের ইতিহাসে " ভিক্ষার ঝুলী " - এ খেতাব জুটিনি , কিন্তু মুজিব সেটি অর্জন করেছে । অথচ কিছু কাল আগেও গ্রামবাংলার অধিকাংশ মানুষের গৃহে কাঠের দরজা - জানালা ছিল না । ঘরের দরজায় চট বা চাটাই টানিয়ে অধিকাংশ মানুষ পরিবার পরিজন নিয়ে নিরাপদে রাত কাটাতো । কিন্তু মুজিব শুধু খাদ্যই নয় , সে নিরাপত্তাটুকুও কেড়ে নেয়
সবুজ মাঠের ফসল দিয়ে চারিদিকে ঘেরা , রংয়ে রুপে ভরপুর আধুনিকতায় সেরা ।
রাজকুমারী @ গন্ড মূর্খ বলে একটা শব্দ আছে জানেন কিনা ? বাংলাদেশের প্রধান দু - দুল ই একমন ফালু , শাহাজাহান ওমরের মত গন্ড মূর্খ মানুষ কে মন্ত্রীর আসনে বসায় ।
পোষ্ট করেছেন : ৫ টি মন্তব্য করেছেন : ১৫ টি ব্লগ লিখছেন ০ বছর ২ মাস ০ দিন ব্লগটি দেখা হয়েছে : ৪৩৩ বার
মাদারীপুর জেলা কমান্ড আয়োজিত জেলা ইউনিট কার্যালয়ে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন । তিনি আরো বলেন , আমরা ১৯৭১ সালে যখন যুদ্ধে গিয়েছিলেম তখন সম্মানী বা অন্যান্য সুযোগ - সুবিধা পাব এই প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ করিনি । আমরা জীবন্বাজী রেখে যুদ্ধ করেছি শুধু একটি স্বাধীন পতাকার জন্য , একটি জাতীয় সংগীতের জন্য । বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করেছে । এই সরকারই মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর রাস্ট্রীয় মর্যাদায় দাফনের আইন করেছে ।
ঢাকা , ২৪ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটিসেলের পৃষ্ঠপোষকতায় প্রিমিয়ার বাস্কেটবল লিগের খেলা শুরু হয়েছে । আজ শুক্রবার বিকাল ৫টা থেকে ধানমন্ডি বাস্কেটবল জিমনেশিয়ামে খেলা শুরু হয় । ফেডারেশনের সভাপতি ডা . . . . . বিস্তারিত পড়ুন »
এমনিতেই দারিদ্র্য , ক্ষুধা ও অপুষ্টি , স্বাস্থ্যহীনতা ও অশিক্ষা এদের নিত্যসঙ্গী । তার ওপরে রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বের ত্রুটি ও দুর্বলতা এবং মারাত্মক রাজনৈতিক বিভাজন ও বিভেদ এদের ক্ষেত্রে বিপুল অস্থিরতা সৃষ্টি করে । পক্ষ নির্বিশেষে রাজনৈতিক দলগুলোর সরকারি সংস্থা ও প্রশাসনকে দলীয়করণের ক্ষতিকর প্রবণতা ও দুর্নীতির রাহুগ্রাস এসব দেশের সমাজকে আরও বিশৃঙ্খল ও অস্থির করে তোলে ।
কি করেছে তোমার বাবা কি করেছে স্বামী গল্প সে সব তোমার চেয়ে কম জানিনা আমি তোমার যত কীর্তিকলাপ সেও তো আছে জানা ইচ্ছে করেই মুখ খুলিনা , বলতে ওসব মানা . . . আমার মাথায় কাঠাল ভেঙ্গে খাবার দিন তো শেষ ।
তত্কালীন সরকারের সেই ধারাবাহিকতায় আজও চলছে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড । সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিশ্রুতি , আ ' লীগের নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকার , উচ্চ আদালতের নির্দেশনা , জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার কর্মীদের জোরালো প্রতিবাদ সত্ত্বেও কোনোভাবেই এসব হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না । এতে রাষ্ট্র দেশের মানুষের সাংবিধানিক ও নাগরিক অধিকার কেড়ে নেয়ার পাশাপাশি বহির্বিশ্বে দেশের ইমেজও চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে ।
হাড় অবিচ্ছিন্ন ও সতেজভাবে রিজর্পশন ( পুরোনো হাড় সরিয়ে দেওয়া ) এবং ডিপোজিশন ( নতুন হাড় তৈরী ) পদ্ধতির মধ্যে থাকে যাকে হাড়ের মেটাবলিজম বলে ।
৩ . নিয়মিত একজন দন্তরোগ বিশেষজ্ঞের কাছে ( বছরে দু ' বার ৬ মাস অন্তর ) দাঁত , মাড়ি ও মুখগহ্বরের অবস্হা পরীক্ষা করানো প্রয়োজন । এর ফলে প্রাথমিক অবস্হায় রোগের লক্ষণ ধরা পড়তে পারে এবং অল্প ও সহজ চিকিৎসায় ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে । কিন্তু মাড়ির প্রদাহ বা দন্তক্ষয় রোগ অতিমাত্রায় বাড়তে থাকলে চিকিৎসা জটিল হয় এবং ব্যয় দ্বিগুণ হয় । পরে দাঁত হারানোর ঝুঁকিও বেশি থাকে ।
ঘটনা - ২ . ২ একটু হিসাব করুন দেখি প্রতিটি কম্পিউটারে কত টাকার দূর্নীতি হচ্ছে ? তাহলে একটা বাসায় কত টাকার দূর্নীতি হচ্ছে , একটা প্রতিষ্ঠানে শুধুমাত্র এই সফটওয়্যার / কম্পিউটার খাতে কত টাকার দূর্নীতি হচ্ছে ? পরপর ৫ বার দেশ হিসেবে দূর্নীতিতে যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম তখন কি এই খাত সহ হিসাব হয়েছিল ? না হয়ে থাকলে এগুলো সহ হিসাব হউক - - দূর্নীতিতে আমাদের চ্যাম্পিয়নশীপ কোনদিন হুমকীর সম্মুখীন হবে না !
কাঁদছে বাংলাদেশ । কাঁদছে আকাশ - বাতাস । মিরেরসরাই ট্রাজেডী - আমিন আহম্মদ
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম » মেয়েদের হোষ্টেল » পলিন হোষ্টেল
কিন্তু ওয়েবের ব্যবহার এতটাই ব্যাপক আমাদের প্রতিদিনকার জীবনে যে এর উপস্থিতির বিষয়টিতেই আর তেমন করে সচেতন নই আমরা ৻ ওয়েন্ডি হল বলছেন , " আমি বহু আগেই এই নিয়ে লিখেছিলাম ৻ মানে আমি বলতাম , ওয়েব খুব শিগগিরই পর্দার অন্তরালে চলে যাবে ৻ "
আপনাকে আবার ফোরামে পেয়ে ভাল লাগছে । আমি যখন ফোরামে একেবারে নতুন তখন আপনার দেখা পেয়েছিলাম . . . এরপর থেকে আপনার আর খবরই নেই !
জানা গেছে , সম্প্রতি রুনা লায়লা বেতারের জন্য একসঙ্গে দুটি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন । গান দুটির সুর ও সংগীতায়োজন করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় । রফিকুল ইসলাম ইরফানের কথায় মুক্তিযুদ্ধভিত্তিক এ গান দুটির কথা হলো - ' এক মুক্তিযোদ্ধা বলছিলো তার দুঃখের কথা ' এবং ' আখাউড়া জংশন থেকে আজমপুরের পথে . . . ' । এ প্রসঙ্গে রুনা লায়লা জানিয়েছেন , ' শেষ কবে বেতারে গিয়েছি আমি নিজেও মনে করতে পারছি না । তা ছাড়া আমি তো বেতারকেন্দ্রিক শিল্পী ছিলাম না কখনও । ২৮ বছর আগেও আমি মাঝে মধ্যে বিশেষ আমন্ত্রণে বেতারে গেয়েছি । তবে এটা সত্যি মাঝখানে প্রায় আড়াই যুগ বেতারে যাওয়া হয়নি । ' রুনা লায়লা আরো জানিয়েছেন , ' বেতার থেকে বরাবরই আমাকে ডাকা হয়েছে । যথেষ্ট সম্মানও পেয়েছি সেখানে । কিন্তু প্লেব্যাক , স্টেজ শো নিয়ে অসম্ভব ব্যস্ততার কারণে বেতারে খুব বেশি গাওয়ার সুযোগ হয়নি । এবারেও বেতার থেকে আমি দারুণ সম্মান পেয়েছি । বেতারের আয়োজন এবং আতিথেয়তায় আমি মুগ্ধ । আগের চেয়ে বেতারের পরিবেশ এখন অনেক ভালো দেখলাম । সবমিলিয়ে বেতার থেকে সুন্দর অভিজ্ঞতা নিয়ে এলাম এবার । '
ঢাকা , ৯ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ২ - ২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের সঙ্গে । কোটি টাকার সুপার কাপে গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান . . . . বিস্তারিত পড়ুন »
প্রবাসে প্রতিদিন ডটকম : দেশের মাটিতে সম্ভব না হলেও বিদেশে বলিউডি দুই খান আমির এবং শাহরুখকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেল ।
আধাঘন্টা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকার পর দেখতে পায় নিশিতা টিং টিং করে হেঁটে আসছে । ওকে দেখেই হাসা শুরু করে দেয় . . . " এ কি ! টাক্কু হইসিস কেন ? " : এইটা টাক্কু ? কদমছাঁটও চিনিস না ? : হাহাহাহাহাহাহা ! আচ্ছা , ঠিক আছে , কদম ছাঁট . . . কিন্তু কেন ? : কারন আজকে আষাঢ়স্য প্রথম দিবস ! : তো ? : তো আজকে সব প্রেমিক প্রেমিকারা কদম ফুল দেয়া দেয়ি জাতীয় রঙ ঢং করবে . . . : রঙ ঢঙ্গের কি আছে ? আমার তো ভালোই লাগে ! : জানি ! তোর যে রঙ ঢং অত্যন্ত পছন্দ সেইটা আমি খুব ভালো জানি ! আমি কদম ফুল আনি নাই ! আমার মাথা তো তুই আগেই খাইসিস . . . এখন এইটারে কদম ফুল মনে করে কেটে নিয়ে যা . . . এইটাই আজকে তোর জন্য আমার গিফট !
আমায় দেখলে তোমার বাপে কেমন যেন করে ! তোমার বাপে বাসায় থাকলে যাবনা তোমার ঘরে ।
এই বালক একজন স্কুলছাত্র । সে দাঁড়িয়েছিল খাদ্য বিতরণের লাইনের একেবারে শেষের দিকে । খাদ্য বিতরণের লাইন ঠিক রাখার কাজে নিয়োজিত ভিয়েতনামি বংশোদ্ভূত ওই ইমিগ্রান্ট পুলিশ সদস্য হঠাৎ বালকটিকে দেখতে পান । লাইনের শেষভাগে দাঁড়িয়ে বালকটি খাবার পাওয়ার অনিশ্চয়তা জেনেও খাবার বিতরণ পয়েন্টে জড়ো করা খাবারের দিকে তাকিয়ে থাকে । গায়ে শীত নিবারণের জন্য . . .
আদিল মাহমুদ মে ১৩ , ২০১১ @ ৮ : ৩৩ অপরাহ্ন
জীবনটাকে নতুন করে গড়ে তুলেন । এইসব মেয়েদের কাছ থেকে ১০০০০০০ হাত দূরে থাকুন । নিজের পরিবারকে নিয়ে হাসিখুশি জীবনযাপন করুন দেখবেন জীবনটা খুব সুন্দর । আর অবশ্যই আল্লাহ্ র উপর ভরসা রাখুন ।
কম্পিউটার বাজারগুলোতে নকল ও পাইরেটেড সফটওয়্যারের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করেছে বাংলাদেশ সরকারের কপিরাইট অফিসের পাইরেসিবিরোধী বিশেষ টাস্কফোর্স । গতকাল বুধবার ঢাকার এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের ইসিএস কম্পিউটার সিটি , সুবাস্তু মার্কেট ও হাই ম্যানসনের বেশ কিছু সফটওয়্যার সিডির দোকানে এ অভিযান চালানো হয় । এসময় জব্দ করা হয় বেশ কিছু পাইরেটেড সফটওয়্যারের সিডি । দোকানগুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায় , দোকানে বসেই পাইরেটেড সিডি তৈরির কাজ চলছে । এই অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব নুরুন নাহার , স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হাবিবুর রহমান , বাংলাদেশ কম্পিউটার সমিতির ( বিসিএস ) সভাপতি মোস্তাফা জব্বারসহ পাইরেসির বিরুদ্ধে টাস্কফোর্সের সদস্য ও মাল্টিপ্ল্যান সিটির দোকান মালিক সমিতির কর্মকর্তারা । মোস্তাফা জব্বার প্রথম আলোকে বলেন , পাইরেসি বাংলাদেশে ভয়াবহ রূপ নিয়েছে । এটি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের জন্য বড় এক হুমকি । তিনি জানান , " ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হলে এখনই পাইরেসি বন্ধ করতে হবে । কিছু অসাধু ব্যবসায়ী ' এক পিসি এক সিডি ' এই নামে একটি মাত্র সিডির মধ্যে বিজয় বাংলার সব সফটওয়্যারসহ বিভিন্ন পাইরেটেড সিডি বিক্রি করছে । " অভিযান পরিচালনাকারী কপিরাইট অফিসের রেজিস্ট্রার মনজুরুর রহমান বলেন , ' পাইরেসি বন্ধে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে । আমাদের ওপর আন্তর্জাতিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের চাপ রয়েছে । আমরা এই অভিযানের ফলে সব পাইরেটেড সফটওয়্যার নির্মাতাকে সতর্ক করে দিতে চাই । ' মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান বলেন , ' আমাদের অজান্তেই অনেকে পাইরেসির সঙ্গে যুক্ত । দোকান মালিক সমিতির পক্ষ থেকে এ অভিযানে আমরা সব ধরনের সহযোগিতা করব । ' নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন , অভিযুক্ত দোকান মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে । গতকালের অভিযানে বিভিন্ন দোকান থেকে ২৪৩টি পাইরেটেড সফটওয়্যারের সিডি জব্দ করা হয় । এসবের মধ্যে বিজয় বাংলাসহ দেশি - বিদেশি সফটওয়্যারে সিডি রয়েছে । পাইরেসির অভিযোগে ছয়টি দোকানের বিরুদ্ধে মামলা করা হয়েছে । - বাদল খান
# তোমরা মিথ্যা দিয়ে সত্যকে পোষাক পরিয়ে দিওনা এবং সত্যকে জেনে বুঝে লুকিয়ে রেখো না । ( সূরা আল - বাকারা , আয়াত - ৪২ )
আইসিসি ২০১১ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল স্পন্সর হয়েছে দেশের অন্যতম বৃহত্তম শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপ । গতকাল রাজধানীর একটি হোটেলে বিসিবি ও বেক্সিমকোর মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয় । রেকর্ড সাড়ে ৩ কোটি টাকা দিয়ে বিশ্বকাপে টাইগারদের স্পন্সরের স্বত্ব পেল বেক্সিমকো । এর আগে কখনোই জাতীয় দলের জন্য এত বড় অংকের স্পন্সর পায়নি বিসিবি । চুক্তি অনুযায়ী বেক্সিমকোর লোগো খেলোয়াড়দের লিডিং আর্ম , প্র্যাকটিস এবং ট্র্যাভেল পোশাকে ব্যবহার হবে । গতকাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন_ বিসিবি সভাপতি আহম মুসত্দাফা কামাল , বেক্সিমকোর ভাইস - চেয়ারম্যান সালমান এফ রহমান , পরিচালক শায়ান এফ রহমান , জাতীয় দলের কোচ জেমি সিডন্স ও জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান । বিসিবি সিইও মুঞ্জর আহমেদ জানান , ' আমরা দরপত্র আহ্বান করেছিলাম । ২৩ নভেম্বর খোলা দরপত্রে শুধু বেক্সিমকোই অংশগ্রহণ করেছিল । তারা আমাদের ফ্লোর প্রাইসে স্পন্সর করতে রাজি হয় । ' তবে দ্বিতীয় রাউন্ডে গেলে বেক্সিমকো জাতীয় দলকে ম্যাচপ্রতি মূল সাড়ে ৩ কোটি টাকার ৬ ভাগের একভাগ হারে টাকা দেবে । বেক্সিমকোর ভাইস - চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন , ' বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে বেক্সিমকোর সংশিস্নষ্টতা বহুদিনের । বিশ্বকাপে জাতীয় দলের স্পন্সর হতে পেরে আমরা আনন্দিত । আশা করি আমাদের স্বপ্ন পূরণ হবে । ' বেক্সিমকোর পরিচালক শায়ান এফ রহমান জানান , ' বিসিবিকে ধন্যবাদ আমাদের সুযোগ দেয়ায় । বিশ্বকাপ বাংলাদেশের ইতিহাসে বড় আয়োজন । আগামীতেও ক্রিকেটে বেক্সিমকোর পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে । ' বিসিবি সভাপতি আহম মুসত্দাফা কামাল বলেন , ' বেক্সিমকোর উদ্যোগ সম্পর্কে আমরা জানি । এ প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় ক্রীড়াঙ্গনের উন্নয়নে এগিয়ে এসেছে । ক্রিকেটের জন্য আমাদের সমর্থক , খেলোয়াড় , পৃষ্ঠপোষক দরকার । পৃষ্ঠপোষকতা ছাড়া ক্রিকেটকে এগিয়ে নেয়া দুরূহ ব্যাপার । বেক্সিমকো ভবিষ্যতেও ক্রিকেটের পাশে থাকবে_ এমনটাই আমরা আশাকরি । ' পৃষ্ঠপোষকতার পাশাপাশি বেক্সিমকো জাতীয় দলের জন্য ক্রিকেটপ্রেমীদের শুভেচ্ছা বার্তা সংগ্রহ করবে । ৪টি ট্রাক ঘুরে ঘুরে সারাদেশের ক্রিকেট ভক্তদের শুভেচ্ছা সংগ্রহ করবে । যা দিয়ে ১শ ফুট দৈর্ঘ্যের একটি ব্যাট তৈরি করা হবে । আগামী ৪ ফেব্রুয়ারি জাতীয় দলের কাছে তা হসত্দানত্দর করা হবে । ইতিমধ্যে জাতীয় দলকে উজ্জীবিত করতে বেক্সিমকো একটি গান তৈরি করেছে । ' জোরসে বলো ভাই কাপ কিন্তু একটাই ' কথার গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মেহরিন । গানটি দিয়ে মিউজিক ভিডিও তৈরি করা হচ্ছে ।
যে দুঃখ আমি পেয়েছি , তা তুমি জানো নি ? যে স্বপ্ন তুমি দেখিয়ে ছিলে , তা তুমি পারোনি ? যে সময় টুকু আমি চেয়েছিলাম তা তুমি দাওনি ? তোমার সময় ছিল যে , অন্যের জন্যে সে টুকো , যে টুকো ছিলনা তোমার , আমার জন্যে ? কেন না তুমি ছিলে বহুমূখী প্রেমীলা , আজ এ , কাল সে , পরশু তুমি অন্যের । তোমর ধরণিতে ছিল এইচ আই ভি , তাই সে দিন আমি তোমায় রেখেছিলাম অন্তরালে । বেশেছিলে ভালো ক ' ড়িকে , আমাকে নয় ? তাই সব সময়ই ভয় হয় , সে যেন আমার নয় । খেয়ালে আর বে - খেয়ালে সে দিন বলে ছিলেম , তুমি নষ্টা , তুমি স্রষ্টার সেই নিকৃষ্ট নারী । তাইতো তোমায় প্রচন্ড ঘৃণা করি সন্ধিক্ষনে ।
ভুদাই বলেছেন : বাহ চমৎকার পোস্ট । বিয়ের সময় ছেলেদের হাতেও কিন্তু মেহেদি দেয়া হয় আপু ।
বাহির হইতে উদ্বিগ্ন কণ্ঠের প্রশ্ন শোনা গেল , " অসুখ করে নি তো ? জল আনিয়া দিব ? কিছু চাই কি । "
হুরাইরা বলেছেন : দেশ কোন দিকে যাচ্ছে কিছু বুঝলাম না
লিখেছেন - আমি কেহ নয় , তখন ঘড়িতে সময় ছিলো - 4 : 36 AM | 0 মন্তব্য লেখাটিকে লিঙ্ক করুন
লেখক বলেছেন : হাহাহা , কি যে কন না , এরা এই লাইনে এক্সপার্ট , রফিকুল , মওদুদ , রাজ্জাকরা না
নতুন ব্যাটারী লাগানোর পর ফুল চার্জ দেবেন । এরপর ডিসচার্জ করবেন । যতক্ষন না পর্জন্ত কম্পিউটার অটোমেটিক বন্ধ হয়ে যায় । বন্ধ মানে বন্ধই । স্ট্যান্ডবাইও না । দ্রুত ডিসচার্জ করার জন্য ডিভিডি দেখতে পারেন । গেম খেলতে পারেন । এরপর আবার ফুল চার্জ দিন । এরকম চার্জ - ডিসচার্জ করুন ৫ - ৭ বার । তাহলে ব্যাটারী ১০০ % কাজ করবে ।
অন্তর্জাল থেকে অবশেষে " দ্রোহ " লিটল ম্যাগাজিন এর সংকলন পর্ব প্রকাশিত হয়েছে । দ্রোহ এখন পাওয়া যাচ্ছে : ঢাকা * লিটল ম্যাগ প্রাঙ্গঁণ , ২য় তলা , আজিজ সুপার মার্কেট , ঢাকা * চেকুঠি , দোকান নং - ৪৫ নীচতলা , কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপেস্নক্স ( কাঁটাবনের বিপরীতে ) চট্টগ্রাম * বাতিঘর , চেরাগী পাহাড় মোড় , চট্টগ্রাম * গ্রন্থনিলয় , সানমার স্প্রিং গার্ডেন , জামালখান , চট্টগ্রাম * বিশদ বাংলা , ৭৯২ / এ মেহদিবাগ সড়ক , চট্টগ্রাম সিলেট * কোলাজ ,
হায় ! কেন এমন হয় ! এদেরই কয়েকজনা আজ নিজেকে নিয়ে বড় বেশি ! ব্যস্ত থাকেন , এমন অপিরিচিতের মতো করে কথা বলেন , এমনভাবে ঘরকুণো হয়ে পড়েন এবং হাস্যকরভাবে পারিবাবারিক দায়িত্ব ও সাংসারিক বোঝা টানার গল্প ফাঁদেন ও কিছু পারিবারিক পঙ্কিলতায় ঢুকে গিয়ে এমন সব নমুনা আচরন করেন , তা দেখলে হাসিও পায় , আবার দুঃখ বোধ হয় । বিশ্বাস করা কষ্টকর হয়ে পড়ে , এরা এই সব দায়িত্বের জায়গায় একদিন ছিলেন ।
নিঝুম দা , পড়ে খুব ভাল লাগল । সাকা ' কে উন্মোচিত করে দেওয়ার জন্য ধন্যবাদ । আমি আপনার লিখাটি প্রকাশ করার জন্য চেষ্টা করে দেখতে পারি । যদি আপনি অনুমতি দেন . . . nndulal @ gmail . com
গতবার তাদের বিদ্যুৎ সাশ্রয়ের পরিকল্পনা মাঠে মারা গেছিলো - মার্কেট / শপিং মল বন্ধ করার সময় সরকার ফিক্স করে দিয়েছিলো রাত ৮ - টায় । কিন্তু গত বছর ডিএসটি কালীন সময়ে ব্যবসায়ীরা " ডিজিটাল টাইমের " অজুহাতে ৯টা পর্যন্ত মার্কেট চালু রাখতো । ঢাকঢোল পিটিয়ে আইন চালু করে সাধারণ মানুষের অযথা ভোগান্তি সৃষ্টি করবে , কিন্তু যাদের কারণে বিদ্যুৎ অপচয় হয় সেই ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থাই নেবে না - এমন আইনের দরকার নাই । আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে ।
যারা বইটির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন , তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ।
অজিত বলেছেন : সরকার সেলিম @ আজ দেখলাম হেলিকপ্টার থেকে সাগরের পানি এনে রিএক্টরগুলোতে ফেলছে । এটায় কি কোন কাজ হবে বলে মনে করেন ? ? ভয়ি লাগছে ।
বুধবার রাতে গুলশানের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানান স্থায়ী কমিটির সদস্য আর এ গনি ।
ব্যরিষ্টার রফিকুল হক বর্তমানে বাংলাদেশে উচুশ্রেণীর দালাল হিসাবেই পরিচিত । বিগত কয়েক বছর এই দালালের তেলেসমাতি দেখে একে বিশ্বাস করার মত কোন কারণই নেই ভাই । যখন যেখানে তেল দেওয়া দরকার , এই ব্যরিষ্টার সুযোগমত সেখানেই তেল মর্দন করতে অভ্যস্থ । এই বিশিষ্ট তৈল মর্দনকারীর বক্তব্য আপনার কাছে এত মুল্যবান মনে হল ? ? ?
আরেকটি প্রশ্ন আসে এমন , " আচ্ছা নিধার্মিকতাও কি একটা ধর্ম নয় ? " হ্যা নিধার্মিকতা সেই অর্থে একটি ধর্ম , যে অর্থে সৃষ্টিত্ত্ববাদ একটি বিজ্ঞান বা ইসলাম একটি শান্তির ধর্ম ।
জাপানি নাগরিক এই - ইচি নেগিশি চীনের চ্যাংচুঙ - এ ( ভূতপূর্ব জাপান ) ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন । ফিলাডেলফিয়ার পেনসালভেনিয়া বিশ্ববিদ্যারয় থেকে ১৯৬৩ সালে পিএইচডি ডিগ্রী লাভ করেন । বর্তমানে আমেরিকার পারডিউ বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক ।
লেখক বলেছেন : না , হিডেন ক্যাম এ ফিল্মিং করে কারো গোপনতা ক্ষুন্ন করা বা সম্মানহানী করা , সেই ভিডিও সমর্থন করি না । ব্রেকআপ হবার পর এক্স গার্লফ্রেন্ড এর সাথে সেক্স টেপ সমর্থন যোগ্য নয় । পোস্টে উল্লেখ আছে আমি জেজেতে যায়নি কখনও । আমার দ্বিমতের জায়গাটা হয়তো সেভাবে বুঝাতে পারিনি । একদম বৃত্তবন্দি আর ক্যামেরাম্যন এর মন্তব্য দুটোই আমার মনের কথা । ওই মন্তব্য দুটি এই পোস্টে অনুচ্চারীত কথাগুলো বুঝতে সহায়ক হবে । আমার পয়েন্ট হচ্ছে , যুদ্ধাপরাধীদের বিচার দাবী যদি পতিতালয় থেকেও শুরু হয় , আমি সেখানে সংহতি প্রকাশ করবো । তারা দেহ বেচে খায় , সেটার চেয়ে তাদেরও প্রতিবাদ বা আন্দোলনের অধিকার আছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ ।
রাখী বলেছেন : আবোল তাবোল ! ! ! সত্য বললেই আবোল তাবোল । দেখো তোমার দ্বিমত থাকতেই পারে ! তার জন্য কলম আছে । প্রতিবাদ কর । ঠিক যেভাবে তিনি প্রতিবাদ করেছেন ধর্মের । তাই বলে কথা বলার অধিকারটুকুও রক্ষাপাবে না । এই নামের গনতন্ত্র তাহলে সাজিয়ে রেখে লাভ কি ! গু্ন নৈতিকতা শিখালেন কবে ! ! ! যা উনি নিজে মানেন নি । তিনি অতিমাত্রায় নৈতিক ব্যক্তি তা তিনি নিজেই স্বীকার করেন । নারীদের নিয়ে তসলিমার ৮০ভাগ ভূমিকা আমি সমর্থন করি । তসলিমার ৯০ ভাগ নারীনিতিই ধর্ম বিরোধী ।
লেখক বলেছেন : আমি নিজে ইউজ করে ফল পেয়ে তবেই পোষ্টটা দিয়েছি
প্রেমে মানুষ শখ করেই পড়ে কিন্ত খাদে কেহ শথ করে পড়ে না ,
সেদিন সন্দীপের কাছ থেকে ফিরে এসেই চুল খুলে ফেলে আমি নতুন করে চুল বাঁধলুম । ঘাড়ের থেকে এঁটে চুলগুলোকে মাথার উপরের দিকে টেনে তুলে আমার মেম আমাকে একরকম খোঁপা বাঁধতে শিখিয়েছিলেন । আমার স্বামী আমার সেই খোঁপা খুব ভালোবাসতেন ; তিনি বলতেন , ঘাড় জিনিসটা যে কত সুন্দর হতে পারে তা বিধাতা কালিদাসের কাছে প্রকাশ না করে আমার মতো অ - কবির কাছে খুলে দেখালেন ! কবি হয়তো বলতেন পদ্মের মৃণাল , কিন্তু আমার কাছে মনে হয় যেন মশাল , তার ঊর্ধ্বে তোমার কালো খোঁপার কালো শিখা উপরের দিকে জ্বলে উঠেছে । এই বলে তিনি আমার সেই চুল তোলা ঘাড়ের উপর - হায় রে , সে কথা আর কেন ?
ইন্ট্রো - ৩ . ' ১৯১১ সাল থেকে ১৯২৫ সাল পর্যন্ত , এই সময়ের মধ্যে সর্বত্র মজুরির হার বেড়ে যায় । ১৯১১ সালে চাষীদের মজুরি আট আনা থেকে দশ আনা হয় । ১৯৩০ সালে যখন সমস্ত ফসলের দাম কমে যায় তখন কৃষি মজুরদের মজুরিও সেই সঙ্গে কম হয়ে যায় । ১৯৪৩ সালে জিনিসপত্রের দাম অসম্ভব রকম বেড়ে যায় । চাল প্রতি মণ ৩০ থেকে ৫০ টাকা , কোনো কোনো জায়গায় ৭০ - ৮০ টাকা ( সের ১২ আনা থেকে ২ টাকা ) । সে সময় কৃষি মজুরদের দৈনিক মজুরিও বেড়ে যায় । আট আনা থেকে বেড়ে বার আনা এবং দেড় টাকাও হয়ে যায় । মজুরদের রোজগারের সমস্ত টাকাই খাদ্যবস্তু কিনতে খরচ হয়ে যায় । সে সময় সর্বাপো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মজুর শ্রেণী ' ( ' বাংলার চাষী ' , শান্তিপ্রিয় বসু , ১ জ্যৈষ্ঠ ১৩৪১ বঙ্গাব্দ ) ।
তার ভাই বেরাদরদের অনেকেই এখন বিদ্রোহী , এদের অনেকেই এখন সরওয়ার ঘরানা থেকে বের হয়ে ভালো কাজ করছে , সুইস গেইট সামনে , স্রোতের গতি ঠিকই কমবে !
দেশের সার্বিক উন্নয়নের জন্য সব ধরনের কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত এবং দক্ষ জনগোষ্ঠী অত্যন্ত প্রয়োজন । দেশের বেকারত্বের সমস্যা সমাধঅনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে কারিগরি শিক্ষা । কারিগরি শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব ড . আব্দুল হক তালুকদারের সাথে ।
গরীবের ভাগ্য উন্নয়নের ম্যান্ডেট নিয়ে আমি জয়ী হয়েছি উখিয়া - টেকনাফের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর র . . .
আপু , ট্রাই মারেন কমেন্টগুলা বাংলাতে করার । তাহলে প্র্যাকটিস করতে করতে আপনার লেখা ঠিক হয়ে যাবে । আর আপনার লেখার হাত কিন্তু মাশাল্লাহ্ ভালো . . শুধু বাংলাতে লেখার অভ্যাসটা ঠিকমতো রপ্ত করতে পারলেই আপনারে আর ঠেকায় কে রে . . .
আওয়ামী লীগকে ' বিশ্বাসঘাতক ' আখ্যা দিয়ে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির বৈঠকে ব্যাপক সমালোচনা করেছেন একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটির নির্বাহি সভাপতি শাহরিয়ার কবির । তিনি বলেছেন - ' সংশোধিত সংবিধানে বিসমিল্লাহ , রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ রাখার প্রস্তাব দিয়ে দলটি ( আওয়ামী লীগ ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে । ' এছাড়া বৈঠকে আমন্ত্রিতদের আরো অনেকেই সংশোধিত সংবিধানে বিসমিল্লাহ , রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ রাখার বিরোধিতা করেন ।
অশান্ত প্রকৃতির বিলম্ব উপহার শরতের সন্ধ্যায় ঝর - ঝর বৃষ্টি , অনেক ভাবনায় সিদ্ধান্ত তোমার আমার এ জীবনে অনাহুত সৃষ্টি । বিলাসী ভাবনায় চলে যায় দিন অপেক্ষায় কাটছিল বিনিদ্র রাত , চঞ্চল মন কেঁদেছে বিরামহীন কবে তুমি হাঁটবে ধরে হাতে হাত । সময়টা টিক - টিক চলে গেছে হায় যৌবন যবু - থবু কেটেছে বছর , ভাবি , তুমি কবে উঠবে মোর নায় নিঃষ্ফল চিন্তায় কেটেছে প্রহর । অন্তিম শয়ানে স্থির দু - চোখ কাফনে মোড়ানো দেহ নিশ্চুপ স্বপ্ন , লাশের পাশে ভিড় করে কত লোক হয়তো পাশে তুমি রবেনা তখনও ।
কাটাতারে ঝুলন্ত অসহায় কিশোরী ফেলানীর লাশ । দিনের পর দিন সীমান্তে এ দেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যাকরা আর অশ্লীল বিনোদনে যুবসমাজকে বিভ্রান্ত ও উত্তেজিত করে ঘুনপোকার মতো বিবেককে বার বার দংশন করা এতো এই সময়ের প্রচলিত চালচিত্রের আংশিক দৃশ্যায়ন । তাদের মূল নাটক মঞ্চায়নের
আমার ধারনা এসব নিষিদ্ধ জিনীস Allow করলে আরো অনেক সাইট টেকটিউন্সের মতোই জনপ্রিয়তা পেত । আর প্রজন্ম , আমাদের প্রযুক্তির মতো সাইটের সাথে যারা আছেন তারা টেকটিউন্সের এডমিনদের থেকেও অনেক বেশী সুদক্ষ ( যেমন আমাদের ইনভ্রাবাস , শামীম , রাজু ভাই প্রমুখ ) ।
প্রাকৃতিক গ্যাসের অপচয় রোধ করার বিষয়ে সরকার দলীয় সিনিয়র সদস্য আবদূর রাজ্জাকের সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন , শুনেছিলাম গ্যাসের ওপর বাংলাদেশ ভাসছে । এই গ্যাস বেচতেই হবে । আমরা ক্ষমতায় থাকতে ১৯৯৬ - ২০০১ সালে গ্যাস বিক্রির চাপ ছিলো । গ্যাস বিক্রি করতে রাজি হইনি বলে অনেক ষড়যন্ত্র করে আমাদের ক্ষমতায় আসতে দেয়া হয়নি । আর এখন দেখছি তীব্র গ্যাস সঙ্কট । আমরা গ্যাস সঙ্কট মোকাবিলার জন্য পদক্ষেপ নিচ্ছি । বাপেক্সকে শক্তিশালী করে নিজেরাই গ্যাস উত্তোলনের চেষ্টা করছি । গ্যাসের অপচয় রোধে বাসাবাড়িতে প্রিপেইড মিটার চালুর ব্যবস্থা নিচ্ছি । নিজেরাই সিলিন্ডার তৈরি ও এর দাম কমানোর উদ্যোগ নিচ্ছি ।
কারণ সিটের মাঝখানটাতে স্পেস কম আর দুইপাশে বেড়াটা একটু প্রসারিত । ফলে মাঝখানে একজন আর দুইপাশে দুইজন বসা সহজ । অদ্ভুত ।
কাউন্সিলর : ডিসিসির জোনাল অফিস মশা - মাছির ওষুধ নিয়ন্ত্রণ করে । জোনাল অফিসের লোকদের লিখিত ও মৌখিকভাবে বহুবার জানানো হয়েছে ।
কিছু - ই বানানো হয়নি । সুন্দর করে ভাজ করে রুমের লকারে রাখলাম কয়েকদিন । মাঝে মধ্যেই বের করে দেখি । ভাজ সমান করে আবার রেখে দেই । অনেকদিন হয়ে যায় . . . বাড়ি গেলে আম্মা ঠিক - ই প্রশ্ন করেন , পর্দা বানাইছো . . ? উত্তর , না . . ছোট ভাইটার টিটকারী , ওম্মা , ও শাড়ি নিলো ক্যান হঠাত . . ঘটনা কি . . ? আমি হাসি . . কোন জটিল বা প্যাচানো চিন্তা আমার নেই . . জাষ্ট সরল হাসি . . ব্যাপারটায় যে একটা মা বিষয়ক আবেগের ব্যাপার আছে তাও মনে আসেনা . . ভাবি ও না কিছু . .
বিশ্ব উষ্ণায়ন ও জনসংখ্যা বৃদ্ধির চাপে খাদ্য সংকট হয়ে উঠবে ভয়ংকর । শিশুরাই হবে এর সবচেয়ে বড় শিকার : অবশ্যই আমাদের শিশুরা , তৃতীয় বিশ্বের শিশুরা , মানে সব গরীব শিশুরা ।
৬ . গরুর বাচ্চাকে বাছুর বলা হলেও ষারের বাচ্চার আলাদা কোন নাম নেই ৷
প্রথমবারের মতো ৩ দিনব্যাপী এক আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আয়োজন করেছে বাংলা একাডেমী । সম্মেলনের মূল বিষয় ' দক্ষিণ এশিয়ার সমকালীন সাহিত্য ' । ২৬ জুন রোববার সকাল ১০টায় একাডেমীর সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ।
অজিত বলেছেন : সত্য সন্ধানী আমি ভাই @ এই ধরনের উদ্যোগকে আমি সমর্থন করি । আমার মনে হয় না একে কপিপেস্ট এর আওতায় ফেলা চায় । শাহ আলম বাদশা ভাই যদি এটা নিয়মিত প্রতিদিন করতে পারেন তবে এটাই হবে উনার আর বর্নমালার স্পেশালিটি । একটা দৈনিকের পত্রিকার মত । এই পোষ্ট অনেকের কাজেও আসতে পারে । শাহ আলম বাদশা ভাই , অনেক ধন্যবাদ আপনার এই প্রচেষ্টার জন্য ।
' এক - মেরু - বিশিষ্ট বিশ্ব ব্যবস্থায় ' এখন ইসলাম হচ্ছে পাশ্চাত্য - সাম্রাজ্যবাদের মূল টার্গেট । আর একথা তো সবারই জানা যে , পাশ্চাত্যের খৃস্টান ক্রুসেডারগণ , জায়নবাদীগণ এবং ভারতীয় সাম্রাজ্যবাদীগণ এখন একতাবদ্ধ হয়েছেন ইসলামের বিরুদ্ধে । মোসাদ , সিআইএ আর ' র ' প্রকাশ্য ঘোষনা দিয়েই একযোগে কাজ করে যাচ্ছে ।
বাংলাদেশ জিতেছে . . . জিতেছে চট্টগ্রাম । চট্টগ্রাম , বারো আওলিয়ার পুণ্যভুমি তোমাকে জানাই স্যালুট । জাতীয় দলের ক্রান্তিকালে সমৃদ্ধির স্বর্ণধার তোমার বুকে জন্ম হলো আরেক ইতিহাস । দেশের ইতিহাসের প্রথম টেস্ট সিরিজ জেতা তোমার বুকে . . . ওয়ানডেও . . . . তোমার ভান্ডার নয় পুরাবার । ধন্যবাদ চট্টগ্রাম - ধন্যবাদ বাংলাদেশ - ফিল প্রাউড এজ এ চিটাগোনিয়ান । BOOM BOOM Tamim
লেখাটির বিষয়বস্তু ( ট্যাগ / কি - ওয়ার্ড ) : IELTS books , IELTS বই , IELTS প্রস্তুতি ; সর্বশেষ এডিট : ১৩ ই জুন , ২০১১ বিকাল ৪ : ৩৪
দেওদার আর পাইনের বনে ঢাকা পাহাড়ের গায়ে ছোট্ট এক মন্দিরের আকারের চত্বর ।
জামায়াতের স্মৃতি খুবই স্বল্পস্থায়ী , তাই তাদের মনে নেই সেই কথা । সিইসি কেন সত্তরের নির্বাচনের প্রসঙ্গ টেনে এনেছেন , জামায়াতে ইসলামীর কিংবা বিএনপি - র নেতারা তা ভালোই বোঝেন । সত্তরের নির্বাচন হয়েছিল সামরিক শাসনের আওতায় ; এবার জরুরী আইনের আওতার নির্বাচনটিকে জায়েজ করার বাসনা থেকেই ও প্রসঙ্গ টেনে এনেছেন তারা । কিন্তু সত্তরের নির্বাচনী পরিপ্রেক্ষিত আর এখনকার নির্বাচনী পরিপ্রেক্ষিত তো এক নয় । সত্তরে জনগণ সংঘবদ্ধ ছিল , ঐক্যবদ্ধ ছিল ; আর এখন শক্তিশালী অতিকায় রাষ্ট্রীয় কাঠামো , - যে রাষ্ট্রীয় কাঠামো এতই শক্তিশালী যে এখন তার আর স্বীকার করার দরকার নেই , কারা তাকে প্রতিষ্ঠিত করেছিল একসময় । বরং এখন এ রাষ্ট্র হাত বাড়িয়ে দিতেও দ্বিধান্বিত নয় সেই শক্তির দিকে , যারা তার প্রতিষ্ঠায় একসময় ঘোরতর বিরোধিতা করেছিল ।
হাসান মাহমুদ আরিফ বলেছেন : রাজ পরকীয়ার কারণগুলো কিন্তু অযৌক্তিক না । এ ব্যাপারে কি বলবে ?
৩৫ . ২৫ শে ফেব্রুয়ারি , ২০১১ রাত ২ : ০১ মিরাজ is বলেছেন : একজন সত্যিকার দেশপ্রেমিক এবং চলচ্চিত্র বোদ্ধা । উনার অন্তর্ধান আমাদের চলচ্চিত্র কিংবা সাহিত্য জগতের অপুরনীয় ক্ষতি । তথ্যবহুল পোষ্ট ।
আগের চেয়ে এই শিল্পের পরিবেশ অনেক বদলে গেছে । এখানকার কাজের ক্ষেত্রটি একদিকে যেমন খুবই প্রফেশনাল এবং পাশাপাশি বন্ধুত্বপূর্ণ পরিবেশের কারণে এ পেশায় কাজ করাটা সবাই বেশ এনজয় করে ।
দেশে এসে পড়লাম ; চতুর্থ সিমেস্টারে একটা কোর্স নিতাম , সমাজ , অর্থনীতি টাইপের ব্যাপার - স্যাপার নিয়ে ; এরকম একটা থিওরি ছিল যে , কোন ঘটনার বাইরে দাঁড়িয়ে সেটার সমালোচনা কিংবা মূল্যায়ন করা যায় খুব সহজেই : : কিন্তু ঘটনার মধ্যে থেকে ব্যাপারটা প্রায় অসম্ভব । বাইরে থেকে দেশ নিয়ে , সমাজ নিয়ে কমেন্ট করাটা সহজ ; ঘটনার ভিতরে থেকে উপলব্ধ সত্যিগুলো যখন কষ্টকর মনে হয় তখন সেগুলো নিয়ে কমেন্ট করাটা নিজের বেঁচে থাকা প্রতিবেশ নিয়ে হেসে ওঠার মত ব্যাপার বলে মনে হতে পারে । যন্ত্রের মত সবাই বলে ভাল আছি , কেমন যেন জোর করে বলা কথাটা কানে বাজে : : সত্যিকার ভাল থেকে ভাল আছি বললে এমনি বোঝা যায় , নয় কি ? ভাল নেই বললে একগাদা ব্যাখ্যা বলতে হয় , সেজন্যে সবাই এড়িয়ে চলে বোধহয় বলাটা । কে জানে কোন্ টা ভাল থাকা আর কোন্ টা এড়িয়ে চলা ? কে ই বা জানে ?
৩ ) বিলাতে ঢাকাই মসলিনের ওপরে উচ্চহারে কর আরোপ করা হয় , ফলে মসলিনের দাম ওখানে বেড়ে যায় অস্বাভাবিক হারে । স্বভাবতাই বিক্রি কমে যায় মসলিনের ।
তৃতীয় সন্তান পেটে । ইঙ্গারের একটাই ভয় - তার উপরের ঠোঁট চেরা । এখন ছেলে - মেয়ে হলে যদি তারও ঠোঁট চেরা হয় ? ইঙ্গার নিজের জীবন দিয়ে বুঝেছে অঙ্গহীন জীবনের দুঃখযন্ত্রণা । এজন্য তার বিয়ে হয়নি । কাউকে ভালোবাসার সাহস হয়নি তার - যদি তার প্রেমিক তাকে ঘৃণা করে ? তৃতীয়বারের মতো তার একটা মেয়ে হয় এবং তার উপরের ঠোঁট চেরা । প্রতিবেশীরা এল দেখতে । কী লজ্জা ! সকলে চলে যেতে ইঙ্গার একটা ভীষণ কাণ্ড করে বসল । সে যেমন সারা জীবন ধরে উপহাস আর যন্ত্রণা পেয়েছে , তার মেয়ে যেন তা না পায় । মেয়েটাকে গলা টিপে হত্যা করে বনের ধারে পুঁতে রেখে আসে । এক নিষ্পাপ শিশুর নির্জন কবর । ওদিকে আইজাক ব্যস্ত থাকে খুব কাজে - কর্মে । কিন্ত এক প্রতিবেশিনী কবর থেকে মেয়েটার লাশ নিয়ে সদরে ইঙ্গারের বিরুদ্ধে মামলা টুকে দেয় । এতে আট বছরের সাজা হয়ে যায় ইঙ্গারের ।
মানিক কোন স্বয়ম্ভূ লেখক নন , ঐতিহ্যের স্মরণীয় উত্তরাধিকার তিনি নিজেও …
আর Administration এ ক্লিক করলে লগইন অপশনে Username এ admin এবং Password এ darklord দিয়ে দিলাম
মতলব দক্ষিণ উপজেলায় গত ২১ এপ্রিল সন্ধ্যায় আকষ্মিক কাল বৈশাখী ঝড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে । সরেজমিনে দেখা গেছে , উপজেলার বিভিন্ন স্থানে গাছ ভেঙ্গে পড়ে , ঘরের চাল উড়িয়ে নিয়ে এ ক্ষতি সাধিত হয়েছে । সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে খাদেরগাঁও বাজারে । বাজারে থাকা বড় একটি কড়ই গাছ পড়ে কয়েকটি দোকান ভেঙ্গে গেছে । বিদ্যুতের বিদ্যুতের তারের উপর গাছের কয়েকটি ডালা পরে ক্ষতি সাধিত হয়েছে । এছাড়াও আশ পাশের কয়েকটি বাড়ীর ঘরের চালা উড়িয়ে নিয়ে গেছে । আলাপ হয় খাদেরগাঁও গ্রামের সামছুল হকের সাথে - তিনি জানান - হঠাৎ কিছু বুঝে উঠার আগেই ধমকা বাতাসে আমার ঘরের চালা উড়িয়ে নিয়ে গেল । আমাদের গ্রামের আশ পাশের কয়েকটি বাড়ীতে একই ঘটনা ঘটেছে । পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ আকতার হোসেনের সাথে আলাপ করলে তিনি জানান - মতলব দক্ষিণ উপজেলায় প্রায় ৫টি বিদ্যুতের খুটি ভেঙ্গে গেছে । কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাজ চলছে । রেদওয়ান আহমেদ জাকির ঃ
এক বিকেলে রবীন্দ্রনাথ এলেন মৃণালিনীর ঘরে । শরীরটা একেবারে শুকিয়ে গেছে মৃণালিনীর । কন্ঠার হাড় প্রকট , মুখখানি রক্ত শূন্য , নির্জীবের মতন সারাক্ষন শুয়ে থাকতে হয় বিছানায় । রাতের পর রাত তার ঘুম আসে না । পেটের যন্ত্রনার জন্য কিছু খেতেও পারেন না । রবীন্দ্রনাথ শিয়রের কাছে এসে মৃণালিনীর একটি হাত মুঠোয় ভরে বললেন , চোখ চেয়ে থাকো কেন সর্বক্ষন ? চোখ বুঝে থাকলে ঘুম আসতে পারে । মৃণালিনী তবুও স্থির চোখে তাকিয়ে থাকেন স্বামীর দিকে । খু
যেই মানগুলো আমরা এখন পেলাম এই ধরণের কিছু মান নিশ্চয়ই আমরা প্রতিটা MCU এর প্রতিটা ব্লকের জন্য পাব ? এই মানগুলোর প্রথম সংখ্যাটাকে JPEGর ভাষায় আমরা বলি ডিসি কো - এফিশিয়েন্ট , যা নির্ধারণ করে দেয় প্রতিটা ব্লকের রং কী হবে , বাকিগুলোকে আমরা বলি এসি - কোএফিশিয়েন্ট । যেখান থেকে বাকি সবগুলো মান শুণ্য হয়ে গেছে , সেগুলোকে আমরা EOB ( End of Block ) হিসাবে চিহ্নিত করি । এখন এই মানগুলোর উপর ভেরিয়েবল লেঙ্গথ কোডিং চালানো হয় । অর্থাৎ , কোন একটি সংখ্যা বেশি বার থাকলে তাকে সবচেয় কম সংখ্যক বিট দিয়ে প্রকাশ করা হয় এবং কোন সংখ্যা কম বার থাকলে তাকে সবচেয়ে বেশি সংখ্যক বিট দিয়ে প্রকাশ করা হয় । এই ভেরিয়েবল লেঙ্গথ কোডিং এর জন্য ' হাফম্যান এলগরিদম ' বা ' এরিথমেটিক কোডিং ' নামক কিছু অপটিমাল এলগরিদম ব্যবহার করা হয় । এই ভেরিয়েবল লেঙ্গথ কোডিং একটা বিশাল অংশ , পোস্ট যথেষ্ট বড় হওয়াতে আমি এড়িয়ে যাচ্ছি এটাকে , আপনাদের আগ্রহ থাকলে আরেকটা পোস্ট দেয়া যেতে পারে শুধু ভেরিয়েবল লেঙ্গথ কোডিং নিয়েই ।
অনেকদিন থেকে গুগলের বই শুধু স্ক্রিনেই পড়তে হত , কিছুদিন আগে প্রথম আলোতে দেখলাম গুগলের বইয়ের পিডিফ ফাইল ডাউনলোড করা যায় ; এজন্য একটি সফটওয়্যার লাগে ( লিংক দেয়া আছে ) Click This Link কিন্তু কম্পিউটারে মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক ৩ . ৫ এসপি১ থাকতে হবে । ঐ লিংকেই দেখি এইটা ওয়েব হোস্টিং করতে হবে । এই মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক ৩ . ৫ এসপি১ বিষয়ে টেকি ভাই বা অন্যরা আমাকে কিছু সাহায্য করবেন কী ? আমার গুগলের কিছু বই খুব জরুরী প্রয়োজন . . . . . . . . . . .
বলো নিরুপমা , অনুরোধের আসরে কিভাবে বয়ান করবে ফুটন্ত ফুলের ঘ্রাণ প্যারিসের বোতলজাত নিঃসঙ্গতা দিয়ে অঙ্গ ঢাকা রমনীয় পুরি পুড়ে দিলো অক্ষরের ক্ষত ; এরপর বাক্যের ঘরে যদি তুমি দেখ সাপ লুডুর খেলায় মত্ত কিছু তরুণ তরু তাদের হারজিতে যেভাবে তৈরী হয় পরজীবী সেমিকোলন
গত সাড়ে চার বিলিয়ন বছর ধরে আমরা সূর্যের যে আলো উপভোগ
লেখক বলেছেন : হু , আমিও চাই চলুক । মন্তব্যে ধন্যবাদ ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় , বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলে সভাপতি গ্রুপের ছাত্রলীগ কর্মী ও হলের অনাবাসিক ছাত্র মাসুদ রানার টোকেন সংগ্রহ করতে যায় একই গ্রুপের ছাত্রলীগ কর্মী জাহিদ ও জহুরুল ।
পরিচালক করণ জোহর অগ্নিপথ ছবিতে ঋত্বিক রোশন এবং কারিনাকে একত্র করতে ব্যর্থ হয়েছেন । তবে শোনা যাচ্ছিল , ঋত্বিক - প্রিয়াংকা অভিনীত একটি ছবিতে কারিনা একটি গানে নাচবেন । আদপে ব্যাপারটা তা নয় ।
লেখক বলেছেন : কান্না চেপে রেখোনা কান্না চেপে রেখোনা , কাঁদো সুহৃদ সমুদ্র কাঁদো ব্রাহ্মণ আর শূদ্র । কান্না চেপে রেখোনা কান্না চেপে রেখোনা , কাঁদো ভ্রান্ত শঙ্খচিল কাঁদো ছন্দের অন্ত্যমিল । কত পুষবে বুকে আর , অম্লনাশক পাচক ক্ষার ? কাঁদো ব্যস্ত নাগরিক , কাঁদো রাতের ট্রেন ঝিকঝিক । কাঁদো উচ্ছল শপিং মল কাঁদো শান্ত দীঘির জল , কাঁদো সদ্য কিশোরী কাঁদো , চৈনিক , মিশরী । কাঁদো স্বপ্নালু তরুণ কাঁদো নষ্ট হওয়া ভ্রূণ কাঁদো নির্লিপ্ত নয়ন কাঁদো উদ্দীপ্ত অয়ন । আসো একটা দিন কাঁদি কৃত্রিম হাসিটা আর না দিই ! মেকি সুখের চাবুক মার , কে চায় সইতে বল আর ?
এখানে সাংস্কৃতিক আগ্রাসনের প্রতীক ধরা হচ্ছে যা বুঝলাম প্রধানত ,
গ্রামের এক কৃষকের কাছ থেকে বিঘাপ্রতি এক হাজার টাকা হারে অগভীর সেচযন্ত্র ভাড়া করেন । কিন্তু সংকটের কারণে বাড়তি টাকায় ডিজেল কিনে সেচযন্ত্র সচল রাখতে গিয়ে এখন তিনি হিমশিম খাচ্ছেন । এটা শুধু বালিয়াডাঙ্গী উপজেলার করিয়া কলন্দা গ্রামের পতিবর রায়ের অবস্থা নয় । ঠাকুরগাঁও জেলার অনেক কৃষক লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎচালিত সেচযন্ত্র ছেড়েও চাহিদামতো ডিজেলের সরবরাহ না পেয়ে অগভীর সেচযন্ত্র দিয়ে সেচ দিতে দিশেহারা হয়ে পড়েছেন । জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রমতে , জেলায় ৬৩ হাজার ৮২৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ইতিমধ্যে ৭০ হাজার ৪৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে । উৎপাদনের লক্ষ্যমাত্রা দু ই লাখ ৫৩ হাজার ৬৬৫ টন । এই লক্ষ্যমাত্রা অর্জনে জেলায় বিদ্যুৎচালিত এক হাজার ১৭৫টি গভীর পাম্প ব্যবহার করে জমিতে সেচ দেওয়া হচ্ছে । এ ছাড়া তিন হাজার ৬২৭টি অগভীর সেচযন্ত্র ব্যবহূত হচ্ছে । পাশাপাশি কৃষকেরা ৩৮ হাজার ৯৮০টি ডিজেলচালিত পাম্প দিয়ে বোরো জমিতে সেচ দিচ্ছেন । গত শনিবার বেলা ১১টার দিকে রানীশংকৈল উপজেলার ভান্ডরা গ্রামে গিয়ে দেখা গেছে , রাস্তার পাশের বিএমডিএর গভীর নলকূপের পাশে বোরো জমির আগাছা পরিষ্কার করছেন এক কৃষক । নলকূপের সামনে খড় পেতে বিশ্রাম নিচ্ছেন আরেক কৃষক আবদুুল আউয়াল ( ২৭ ) । তিনি পকেটে রাখা বিএমডিএর নলকূপের প্রি - পেইড কার্ড বের করে বলেন , ' এই দেখেন কার্ড । কারেন্ট ( বিদ্যুৎ ) আসিবার নাম নেছেনি । তাই শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছি । ' কথা শুনে এগিয়ে আসেন দবিরুল ইসলাম ( ৩০ ) । তিনি বলেন , এই নলকূপের আওতায় যে পরিমাণ জমিতে বোরো আবাদ হচ্ছে , নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেলে সব জমি সেচের আওতায় আনা সম্ভব । কিন্তু দিনে তিন থেকে পাঁচ ঘণ্টার বেশি একনাগাড়ে বিদ্যুৎ পাওয়া যায় না বলে সব জমিতে সেচ দেওয়া যাচ্ছে না । ফলে কৃষকেরা নিজ উদ্যোগে শ্যালোচালিত যন্ত্রের মাধ্যমে জমিতে সেচ দিচ্ছেন । পেট্রলপাম্পগুলোতে চাহিদা মতো ডিজেল পাওয়া যাচ্ছে না । কৃষকেরা খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে নির্ধারিত দরের চেয়ে লিটারপ্রতি পাঁচ - সাত টাকা অতিরিক্ত দরে ডিজেল কিনে সেচযন্ত্র সচল রাখছেন । শনিবার সকালে শহরের মেসার্স এনামুল হক ফিলিং স্টেশনে ডিজেল নিতে আসা কৃষকদের দীর্ঘ সারি দেখা গেছে । বাকি স্টেশনগুলো ছিল ডিজেলশূন্য । সে সময় সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের হরিপদ রায় ( ৪৫ ) জানান , পেট্রলের সরবরাহ স্বাভাবিক থাকলেও ডিজেল সংগ্রহ করতে পারছেন না কৃষকেরা । অপেক্ষা করে ডিজেল না পেয়ে তাই ফিরে গেছেন অনেক কৃষক । স্টেশনের মালিক এনামুল হক জানান , সকালে চার হাজার ৯৮৯ লিটার ডিজেল মজুদ ছিল । কৃষক ও যানবাহনের চাপে দুপুরের মধ্যে সব মজুদ ডিজেল শেষ হয়ে যাবে । তিনি আরও জানান , স্টেশনের দৈনিক ডিজেলের চাহিদা ১৫ হাজার লিটার হলেও ডিপো থেকে পাওয়া যাচ্ছে মাত্র চার হাজার ৫০০ লিটার । চাহিদামতো ডিজেল সরবরাহ না পাওয়ার অভিযোগ করেন মেসার্স চৌধুরী অ্যান্ড কোংয়ের ব্যবস্থাপক সুদাম সরকারও । এদিকে মেঘনা পেট্রোলিয়ামের পার্বতীপুর ডিপোর সুপারিনটেনডেন্ট মাহবুব আলম জানান , ঠাকুরগাঁওয়ের সব ফিলিং স্টেশনে চাহিদার তুলনায় কম হলেও নিয়মিত ডিজেল সরবরাহ করা হচ্ছে । তবে তাঁরা কেন ক্রেতাদের ডিজেল দিচ্ছেন না , সেটা তাঁরাই বলতে পারবেন । ঠাকুরগাঁও বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো . শামসুল হোদা বলেন , জেলায় এক হাজার ১৭৫টি গভীর নলকূপের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ না পেলেও কৃষকের জমিতে নিয়মিত সেচের পানি দিয়ে যাচ্ছেন । ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক মহাব্যবস্থাপক আরিফ আহমেদ বলেন , জেলায় বিদ্যুতের চাহিদা ৫২ মেগাওয়াট । কিন্তু বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র ২০ মেগাওয়াট । তাই পর্যায়ক্রমে লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে । কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ফণীভূষণ রায় জানান , ডিজেল পর্যাপ্ত মজুদ থাকার পরও ফিলিং স্টেশনগুলো কেন কৃষকদের চাহিদামতো ডিজেল দিচ্ছে না , তা খতিয়ে দেখা হবে ।
Download XML • Download text