Text view
ben-36
View options
Tags:
Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.
চেম্বার : মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টার লি : হাউজ - ১৭ , রোড - ০৮ , ধানমন্ডি , ঢাকা - ১২০৫ টেলিফোন : ৯৬৭০২৯৫ , ৮৬১৬০৭৪ , ৮৬১৩৮৮৩ রোগী দেখার সময় : সন্ধ্যা ৬টা থেকে রাত৯টা ( বৃহস্পতি ও শুক্রবার বন্ধ )
ভালো লেখা ! আমিও অভ্রকে সমর্থণ করি । বাংলাতে নামটা পালটে ফেলুন !
মাওলানা মওদুদী র . আরো বলেন : ইসলামী সংস্কৃতির মূল লক্ষ্য হচ্ছে মানুষকে চূড়ান্ত সাফল্যের জন্য প্র ¯ ত্তত করা । এই সাফল্য অর্জন মানুষের নির্ভুল আচরণের ওপর নির্ভরশীল । এ কারণেই এই সংস্কৃতি জীবনের সকল বিষয়ে মহান আল্লাহর নির্দেশিত পন্থা অনুসরণ করার ও নিজের কর্ম - স্বাধীনতাকে আল্লাহর শরীআহ দ্বারা সীমিত ও নিয়ন্ত্রিত করার জন্য মানুষের কাছে দাবি জানায় । অনুরূপভাবে এ সংস্কৃতি হচ্ছে দ্বীন ও দুনিয়ার মহত্তম সমন্বয় । একে প্রচলিত সংকীর্ণ অর্থে ধর্ম নামে অভিহিত করা চলেনা । এটি হচ্ছে একটি ব্যপাক জীবন ব্যবস্থা , যা মানুষের চিন্তা - চেতনা , স্বভাব - চরিত্র , আচার - ব্যবহার , পারিবারিক কাজ - কর্ম , সামাজিক ক্রিয়াকান্ড , রাজনৈতিক কর্মধারা , সভ্যতা ও সামাজিকতা সবকিছুর ওপর পরিব্যপ্ত । আর এ সব বিষয়ে যে , পদ্ধতি ও আইন - বিধান মহান আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন তারই সামষ্টিক নাম হচ্ছে দ্বীন ইসলাম বা ইসলামী সংস্কৃতি । ১০ তিনি আরো বলেন : ইসলামী সংস্কৃতি কোন জাতীয় বংশীয় বা গোত্রীয় সংস্কৃতি নয় । বরং সঠিক অর্থে এটি হচ্ছে মানবীয় সংস্কৃতি । যে ব্যক্তি তাওহীদ , রিসালাত , কিতাব ও আখিরাতে বিশ্বাস করে তাকেই সে নিজের চৌহদ্দির মধ্যে গ্রহণ করে । এমনিভাবে এ সংস্কৃতি এক বিশ্বজনীন উদার জাতীয়তা গঠন করে যার মধ্যে বর্ণ - গোত্র - ভাষা নির্বেশেষে সকল মানুষই প্রবেশ করতে পারে । এর মধ্যে রয়েছে সমগ্র দুনিয়ার বুকে বি ¯ তৃত হবার মত অনন্য যোগ্যতা । ১১
মজার ব্যাপার হল , আমাদের বেশিরভাগ লোকই না জেনে প্রতিদিন লিনাক্স ব্যবহার করছি । কারণ প্রায় সবগুলো গ্যাজেট যথা : পি . ডি . এ . , মোবাইল ফোন , ডিজিটাল ডিকশনারি ইত্যাদি লিনাক্সে চলে । তাছাড়া , পৃথিবীর বেশিরভাগ ইন্টারনেট সার্ভার এবং সুপার কম্পিউটার লিনাক্সে বা ইউনিক্সে ( লিনাক্সের বাবা ) চলে ।
লেখক বলেছেন : গুড সাজেশন ! জীবনানন্দের প্রিয় লাইনগুলো নিয়ে আমার একটা পোস্ট আছে চতুরে , দেখেছেন ? না দেখলে কিন্তু বিড়াট মিষ হুঁহুঁ !
মাথাটা পাতলা করে ছুটবো এখন নিশানা ধরে যা হবার তাই হবে . . . সময় আমাকে বাঁচিয়ে দিবে . . . ।
ঢাকা , ২৭ জুন : সংসদে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অধীনে ভূমি অধিগ্রহণ বিল পাস হয়েছে আজ । এর আগে ভুমি অধিগ্রহণ বিল - ২০১১এর পরীক্ষাকরণ সম্পর্কে ভূমি মন্ত্রণালয় সর্ম্পকৃত স্থায়ী কমিটির প্রতিবেদন উত্থাপন করা হয় ।
আমার প্রিয় প্রায় সবক ' টি লেখকই রবীন্দ্রভক্ত । শরৎ , সমরেশ , সুনীল এরা সবাই রবীন্দ্র ভক্ত । আমি রবিঠাকুরের লেখা পড়লেও আমার কোন লেখায় সেরকম ছায়া আসেনা । পনের বছর বয়সে আমি নিজ থেকে নিজের জন্যই কবিতা লিখতে শুরু করি । আশ - পাশের ক ' টা লিটলম্যাগে কবিতা ছাপাবার পর , উৎসাহ আসে মনে ; হয়তো চেষ্টা করলে আমি পারবো । কিন্তু ক ' বছর পর আমার নিজের সে লেখা দেখে ; নিজেরই খারাপ লাগে । কবিতার ক ' ও হয়নি সেগুলো । অভিমানে ছেড়ে দেই লেখালেখি । রবিঠাকুর বেঁেচে থাকলে একটা কবিতা লিখে তাকে দেখাতাম । কিন্তু হায় ! ! আমি কবিতা দেখাবো বলেই তিনি অন্তর্ধান করলেন । আমি ছোটবেলায় কোনরকম হলেও ছবি আকঁতে পারতাম ; কিন্তু এখন পেন্সিল আর তুলি ধরতেই জানিনা । হয়তো সেই পুরোনো ইচ্ছাটা আর জাগেনা । রবি বাবুর ছবি আকাঁ দেখে ভাবতাম যদি আমার হাতেও আঁকা যায় কোন ছবি । পরে ভেবে দেখলাম আমার দ্বারা সে কম্মটি সম্ভব নয় । সে , তো টাকাওয়ালা লোকের সন্তান ছিলো আর আমি হাভাতে । রবি বাবুর কাদম্বীনি , শুভা কিংবা লাবন্যকে দেখতে স্বাদ হয় খুব । অমিত বাবুর কার্যকলাপ আমাদের ভেতর প্রভাব ফেললেও শেষ পর্যন্ত আমার ঘরে থাকা শেষের কবিতার একটা বইয়ে মন্তব্যের ঝড় উঠেছিলো কেন শেষ পর্যন্ত এমন করলো চক্রবর্ত্তী । নৌকাডুবি সবাই পড়েছি বাদ যায়নি কেউ । এমনি আরো না বলা কতো কথা ছিলো কবিকে নিয়ে ।
ঐ ব্যাংকগুলো প্রবেশ করার সাহস সম্পন্ন কৃষক কে আছে ? তাছাড়া ঢাকা ও চট্টগ্রামের বাইরে বিদেশে ব্যাংকের কতগুলো শাখা আছে ? মোট ২০টা হবে কিনা আমার যথেষ্ঠ সন্দেহ আছে যেখানে দেশিয় ব্যাংকের মোট ব্রাঞ্চের সংখ্যা ৩৫০০ এর উপরে ।
আমার টপিকে সবসময় উত্তর দেওয়ার জন্য আপনাকে স্পেশ্যালি ধন্যবাদ ।
ক্ষুধিত পাষাণ বলেছেন : প্রথম পাতায় এক্সেস পাবার জন্য অভিনন্দন । লেখা ভালো লেগেছে ।
ওসামা বিন লাদেনের পুত্র তার পিতার হত্যাকে একটি অন্যায্য স্বেচ্ছাচারমূলক হত্যা বলে মার্কিন কর্তৃপক্ষের সমালোচনা করেছেন । নিউইয়র্ক টাইমস পত্রিকায় দেয়া এক বিবৃতিতে তিনি বলেন , তার পরিবার জানতে চায় কেন আল কায়েদা নেতাকে জীবিত গ্রেফতার করা হলো না ।
অর্থঃ ( ( আল্লাহ ও তাঁর ফিরিশ্তাগণ নবীর প্রতি রহমত বর্ষণ করেন । হে মু ' মিনগণ ! তোমরা নবীর উপর দরুদ ও সালাম পাঠ কর । ) ) [ সূরা আল - আহযাব , আয়াত - ৫৬ ]
জানা গেছে , রুয়েটের প্রধান প্রকৌশলী মোঃ রশিদুল হাসান উচ্চ শিক্ষার জন্য ছুটিতে যাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ৬ জুলাই এক আদেশে পরিচালক ( পরিকল্পনা ও উন্নয়ন ) প্রফেসর ড . মোঃ সফি উদ্দিন মিয়াকে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব প্রদান করে । প্রকৌশল শাখার দায়িত্বশীল কর্মকর্তাকে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব না কর্মকর্তা সমিতি এর বিরোধিতা করছে । আগামী ১৪ জুলাইয়ের মধ্যে প্রফেসর ড . মোঃ সফি উদ্দিন মিয়ার নিয়োগ বাতিল ও প্রকৌশল শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব দেয়া না হলে আগামী ১৭ জুলাই সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয় তারা ।
গাজীপুর , ১২ জুলাই : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদকরণ পাইলট প্রকল্পের কাজ । মঙ্গলবার সকালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা দান প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আখতারোজ্জামান সিদ্দিকী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে পাইলট প্রকল্পের উদ্বোধন করেন । উদ্বোধনী . . . . বিস্তারিত »
১৫ ই ফেব্রুয়ারি , ২০১১ রাত ১২ : ৪১ লেখক বলেছেন : অনেক ধন্যবাদ সকাল ভাই । শুভেচ্ছা ।
Sat 3 Apr 2010 7 : 44 PM BdST চাঁদপুর , ০৩ এপ্রিল ( আরটিএনএন ডটনেট ) - - চাঁদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ নেতা আবুল কাসেমকে মারাত্মকভাবে আহত করেছে ছাত্রলীগ । গুরুতর জখম হওয়ায় শনিবার ভোরে তাকে চাঁদপুর জেলা সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন । প্রত্যক্ষদর্শীরা জানায় , জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাসেমের ওপর হামলা চালায় তার বিরোধী গ্রুপের ছাত্রলীগ কর্মীরা । গতকাল শুক্রবার রাত ১১টায় ফরিদগঞ্জ বাজার থেকে নিজ বাড়ি থেকে যাওয়ার সময় আলিয়া মাদরাসার সামনের রাস্তার পাশে তার ওপর হামলা চালানো হয় । ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানোর পর মারা গেছে ভেবে আবুল কাসেমকে রাস্তার ওপর ফেলে রেখে চলে যায় ছাত্রলীগ কর্মীরা । স্থানীয় লোকজন তাকে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করে । আরটিএনএন ডটনেট / প্রতিনিধি / আইএইচ / এমএম_১৭৪৫ ঘ . http : / / rtnn . net / details . php ? id = 23258 & p = 1 & s = 4
আজও একথা আমি বিশ্বাস করি , যে , কোনও নারী যদি তার সত্যিকার স্বাধীনতা অর্জন করতে চায় , যদি সত্যিকার মানুষ হতে চায় , তবে এই সমাজের চোখে তাকে নষ্ট হতে হয় ৷ এই নষ্ট সমাজ থেকে নষ্ট বা পতিতা উপহার পাওয়া একজন নারীর জন্য কম সৌভাগ্যের ব্যাপার নয় ৷ এ যাবত্ যত পুরস্কার আমি পেয়েছি , পতিতা উপাধির পুরস্কারটিকেই আমি সর্বোত্তম বলে বিচার করছি ৷ পুরুষতন্ত্রের নষ্টামির শরীরে সত্যিকার আঘাত করতে পেরেছি বলেই এই উপাধিটি আমি অর্জন করেছি ৷ এ আমার লেখক - জীবনের , আমার নারী - জীবনের , আমার দীর্ঘকালের সংগ্রামের সার্থকতা ৷
হেলাল এম রহমান বলেছেন : সুরঞ্জনা খালাম্মা , বাবুয়া আংকেল এবং শূণ্যদার মত ব্লগারকে দেখে ভীষণ ভাল লাগছে ।
সৈয়দ আই আলম , ভার্জিনিয়া , যুক্তরাষ্ট্র " সালাম নিবেন ৻ ' ডিজিটাল বাংলাদেশ মানে কি ? ' - বিবিসি বাংলার এই শীর্ষক পরিবেশনাটি আমার খুব ভাল লেগেছে ৻ আমি বাংলাদেশ সরকারের নুতন ওয়েব সাইটগুলো নিয়ে কিছু বলতে চাই ৻ ধন্যবাদ ৻ "
গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন । গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেকমন্ত্রী শাজাহান সিরাজ , জাতীয় সমাজতান্ত্রিক দল ( জেএসডি ) সভাপতি আ স ম আবদুর রব , স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা তোফায়েল আহমেদ ও সামাজিক রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হুমায়ুন কবির হীরু প্রমুখ ।
বর্তমান বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিঃ নিয়ে এসেছে বাংলাদেশী ডমেইন সার্ভিস ডট বিডি । এই বিডি সর্ভিস এর মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের ডমেইন রেজিষ্ট্রেশন করেতে পারেন । ডমেইন হবে http : / / www . yourdomain . com . bd এর রকম অনেক বিডি সর্ভিস আছে । যা আমরা আপনাকে দিনাজপুরের বসে থেকেইর রেজিষ্ট্রেশন করে দেব মাত্র ৯কার্য দিবসের মধ্যে ।
লেখক বলেছেন : ৭২ নম্বর মন্তব্যে লক্ষ্য করবেন , একজনকে বলেছি - নয় পৃষ্ঠাজুড়ে ছবির অ্যালবাম বাদ দিতে হয়েছে একেবারে শেষ মুহূর্তে । আসলে নয় হবে না , ১২ পৃষ্ঠাজুড়ে মুক্তিযুদ্ধের ছবির অ্যালবাম রেখেছিলাম । কিন্তু ফাইল সাইজ ভীষণভাবে বেড়ে যাওয়ায় বাদ দিতে হয়েছে শেষ মুহূর্তে । কিন্তু পৃষ্ঠা নম্বরটা খেয়াল করিনি । আপনাকে অনেক ধন্যবাদ ।
পরিকল্পনা রয়েছে যে , " গাজপ্রম " আগামী ২৫ বছর ধরে ভারতে প্রতি বছরে তিনটি প্রধান তরল প্রাকৃতিক গ্যাস ব্যবহার কারী কোম্পানীর প্রতি টিকে ২৫ লক্ষ টন করে গ্যাস দিতে পারে . এই কোম্পানী গুলি হল - গেইল ইন্ডিয়া লিমিটেড , গুজরাট স্টেট পেট্রোলিয়াম কোম্পানী ও পেট্রো নেট এল এন জি লিমিটেড . ২০০৭ সালে " গাজপ্রম " ভারতে নিজেদের স্থানীয় এজেন্ট কোম্পানীর মাধ্যমে তরল প্রাকৃতিক গ্যাস সাফল্যের সাথে সরবরাহ করার পরবর্তী পদক্ষেপ হিসাবে দীর্ঘস্থায়ী চুক্তি করে তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা একটি স্বাভাবিক অগ্রগতি . এটি অবশ্যই রুশ ও ভারতীয় খনিজ তেল ও গ্যাস কোম্পানী গুলির মধ্যে নূতন অধ্যায় বলে মনে করে রাশিয়ার জ্বালানী ও বিনিয়োগ ইনস্টিটিউটের ডিরেক্টর ভ্লাদিমির ফেইগিন মস্কো শহরে বলেছেন :
প্রায়ই দেখা যায় আমরা অর্থহীন কথাবার্তায় ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিই । কথা বলতে বলতে অনেক সময় আমরা এমনসব কথা বলে ফেলি যা ইসলামী শরীয়াতে কোনভাবেই গ্রহণযোগ্য নয় । এমনকি সবচেয়ে ভয়ংকর হলো এমনসব কথাও থাকে যা একজনকে ইসলাম থেকে বের করে দেওয়ার জন্যে যথেষ্ট ।
অসংখ্য চৌম্বক বুদবুদ দিয়ে গঠিত একটি বিশাল বলয় সৌরজগতের অতন্দ্র প্রহরী । ধারণা করা হচ্ছে এটি সৌরজগতকে ক্ষতিকর মহাজাগতিক রশ্মি হতে সুরক্ষা দিচ্ছে । ৩৪ বছর আগে মহাশুন্যে পাঠানো নাসার ভয়েজার ১ এবং ২ এর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজ্ঞানিরা এ সিদ্ধান্তে পৌছেছেন । বর্তমানে ভয়েজার ১ এবং ২ হেলিওসিথ অঞ্ছলকে অতিক্রম করছে ৩৮ হাজার বাকিটুকু পড়ুন »
এই ভাবেতো ভায়া বুঝতে পারবেন না । বই পড়ে মধুর স্বাদ কেমন সেটা টের পাওয়া দুষ্কর । ১ চামচ মুখে দিলেই বুঝতে পারবেন । সেরকম ম্যক এবং লিনাক্সের পার্থক্য বুঝতে হলে দুটই ব্যবহার করতে হবে ।
" বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স " একটি স্বেচ্ছাসেবী অ - লাভজনক প্রতিষ্ঠান যা গড়ে উঠেছে দেশের সব প্রান্তের লিনাক্স ব্যবহারকারী ও ব্যবহারে ইচ্ছুকদের সমন্বয়ে । এর প্রথম ও প্রধান লক্ষ্য হচ্ছে লিনাক্স ও ওপেনসোর্সের ব্যবহারকে ব্যক্তি পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে আরো সম্প্রসারণ । বিএলইউএ - র সদস্যরা কিছু নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবী যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন লিনাক্স / উন্মুক্ত সোর্স এবং উন্মুক্ত স্ট্যান্ডার্ড সম্পর্কে সবাইকে সচেতন করে তোলার জন্য । বিএলইউএ বিশ্বব্যাপী বহু লিনাক্স ব্যবহারকারী গ্রুপগুলোরই একটি অংশস্বরূপ , যারা তথ্য , নির্দেশনা এবং সহযোগিতা দিয়ে যাচ্ছে সকল নবীশ থেকে শুরু করে অভিজ্ঞ সর্বপর্যায়ের লিনাক্স বা এর সমকক্ষ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদেরকে । কিছুদিন আগে বিএলইউএ - র সদস্যদের একটি আড্ডায় নতুন করে অনেক কিছু করার পরিকল্পনা হয় । তো তারই ধারাবাহিকতায় আমাদের গ্রুপের জন্য নতুন স্লোগান ও লোগো খোঁজা হচ্ছে । এর জন্য প্রতিযোগীতারও আয়োজন করা হয়েছে । প্রতিযোগীতার নাম : বিএলইউএ লোগো ও মোটো অনুসন্ধান : মাধ্যম : উন্মুক্ত ( তবে ওপেনসোর্স হলে ভালো ) জমাদানের ঠিকানা : shahriar [ এট ] linux [ ডট ] org [ ডট ] bd জমাদানের শেষ তারিখ : ২৬শে ডিসেম্বর , ২০০৮ ( পরিবর্তন হতে পারে ) বিজয়ী ঘোষনা : ২৭শে ডিসেম্বর , ২০০৮ ( জমাদানের শেষ তারিখের একদিন পরে ) পুরস্কার ( কেবল লোগোর ক্ষেত্রে ) : ১ম পুরস্কার : ক ) উবুন্টু ৮ . ১০ রিপোজিটরি ( অথবা ) খ ) ৫০০ টাকা ( দুঃখিত স্পন্সর নেই , কেউ এই উদ্দেশ্যে অনুদান করতে চাইলে জানাবেন ) ( অথবা ) গ ) উবুন্টু / কুবুন্টু ৯ . ১০ ( জন্টি জ্যাকেলোপ ) ডিভিডি ( এপ্রিল ' ০৯ এ রিলিজ পাবে ) ২য় পুরস্কার : ক ) উবুন্টু / কুবুন্টু ৮ . ১০ ডিভিডি ( অথবা ) খ ) ২০০ টাকা ( আবারও কেউ অনুদান করতে চাইলে জানাবেন ) ( অথবা ) গ ) উবুন্টু / কুবুন্টু ৯ . ১০ ( জন্টি জ্যাকেলোপ ) ডিভিডি ( এপ্রিল ' ০৯ এ রিলিজ পাবে ) ৩য় থেকে ৫ম পুরস্কার ( যদি জমার সংখ্যা > ১০ হয় ) উবুন্টু / কুবুন্টু ৯ . ১০ ( জন্টি জ্যাকেলোপ ) সিডি ( এপ্রিল ' ০৯ এ রিলিজ পাবে ) মোটো তৈরির ক্ষেত্রে লক্ষনীয় : ১ ) ৫টি শব্দ বা তার চেয়ে ছোট হতে হবে ২ ) আকর্ষনীয় হতে হবে ৩ ) সরাসরি না হলেও বিএলইউএ - র উদ্দেশ্য প্রতিফলিত হবে ৪ ) কোন ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি আক্রমনাত্মক হতে পারবে না ৫ ) মজার হতে পারে ( কিন্তু বাধ্যতামূলক নয় ) ৬ ) লাইসেন্সের ব্যাপারে যত্নশীল হতে হবে ৭ ) অন্য কোন পণ্য বা গ্রুপের মোটো এর অনুরূপ হতে পারবে না ৮ ) বাংলা ভাষা ১টি ও ইংরেজী ভাষায় ১টি মোট দুইটি মোটো দিতে হবে । লোগো তৈরির ক্ষেত্রে লক্ষনীয় : ১ ) টাক্স ( লিনাক্স ) এবং ওপেনসোর্সকে উপস্থাপন করতে হবে ২ ) ওপেনফন্ট ব্যবহার করতে হবে ৩ ) ওপেন ( ক্রিয়েটিভ কমন্স বা জেপিএল বা অনুরূপ লাইসেন্সের অধীনে ছাড়া ) ছবি ব্যবহার করা যাবে ৪ ) লাইসেন্সের ক্ষেত্রে যত্নশীল হতে হবে ৫ ) অন্য ডিজাইন নকল করা যাবে না ৬ ) লোগোর সোর্স ফাইল জমা দিতে হবে ৭ ) এনিমেটেড লোগো তৈরি করা যেতে পারে ( ফোরাম সাইটে ব্যবহারের জন্য ) তবে বাধ্যতামূলক নয় ৮ ) বিএলইউএ এর নাম থাকতে হবে ( ছোট করে হলেও - শুধু BLUA / বিএলইউএ লেখা হলেও হবে ) ৯ ) ইংরেজী ভাষায় লোগোটি হতে হবে । ( বাংলায়ও হতে পারে ) লক্ষ্য করুন : * বিজয়ী ঘোষনা করবে বিএলইউএ - র এডমিন প্যানেল , বিজয়ী সম্পর্কে সকল সিদ্ধান্তের অধিকার বিএলইউএ সংরক্ষণ করে * বিএলইউএ এ্যাডমিন প্যানেল কোন পূর্বকারণ দর্শানো ছাড়াই যে কোন জমা বাতিল করতে পারে * বিএলইউএ এ্যাডমিন প্যানেল কোন পূর্ব কারণ দর্শানো ছাড়াই প্রতিযোগীতা বাতিল করতে পারবে ( সেক্ষেত্রে জমাকৃত লোগো / স্লোগানের স্বত্ত্ব ছেড়ে দেয়া হবে । ) * জমাকৃত সকল লোগো স্লোগান ক্রিয়েটিভ কমন্স by - nc - nd তে হবে ( অন্য কথায় : জমাকৃত লোগো / মোটোর স্বত্ত্ব বিএলইউএ পাবে এবং উক্ত লোগো / মোটো বা অনুরূপ লোগো / মোটো অন্য কোন ব্যক্তি / গ্রুপের কাজে ব্যবহার করা যাবে না । * বিএলইউএ সাইটে জমাদানকারীর নাম প্রকাশ করা হবে ।
কবিতাটি লিখেছেন একজন পুরুষ নারীর নামে । কবিতায় কথাও বলছে একজন নারী । কিন্তু আমাদের কথা হচ্ছে নারী নামে কবিতায় মূলত তিনি কি বলতে চেয়েছেন , এ ছাড়াও আরেকটি প্রশ্ন হচ্ছে তিনি কবিতাটিতে পুরোপুরি নারী হয়ে কথা বলতে পেরেছেন কিনা !
এখানে কি কোনো রাস্তা নেই ? আছে । সেটা হল ছোটো কাগজ । সেটা হোলো ছোটো ব্লগ ইন্টারনেট - এ । যারা পাঠকের কথা শুনতে বাধ্য । যারা অনেক বেশী দায়বদ্ধ । প্রথমত তার প্রকাশকেরা বিপুল বাণিজ্যিক লাভের আশায় এটি করেন না । দ্বিতীয়ত , সত্যি কথা না বললে তাকে পাঠক ছুঁড়ে ফেলে দিতে মুহুর্তের দ্বিধা করবেনা । এঁরাই সর্বদেশে এবং একালে গণতন্ত্রের একনিষ্ঠ সৈনিক । বড় কাগজ , বড় টেলিভিশন , বড় ওয়েবসাইট শাসকের পক্ষে ছিল , আছে এবং থাকবে । তার নাগরিকের কাছে দায়বদ্ধতা শুধু ঢাক পেটানো আর মাঝে মাঝে নিজের পাঠকসংখ্যা বাড়িয়ে বিঞ্জাপন বাড়াবার ফিকির মাত্র । মনে রাখার বিষয় হোলো সংবাদপত্রের শুরুটা কিন্তু ছোটো আকারেই হয়েছিল । ক্রমশ বড় পুঁজির গ্রাসে চলে যাওয়া তার বাণিজ্যিক সমৃদ্ধির কারণ , কিন্তু সাধারণের আহ্লাদের কারণ নয় ।
অজিত বলেছেন : শিমুল ভাই , আপনি আজ যা পোস্ট দিয়েছে সেটাই হলো ব্লগিং । নিজের কথা , নিজের এক্সপেরিয়েন্স নিজের অনুভুতি শেয়ার করার নাম ই ব্লগিং । সারা দুনিয়াতে কিন্তু এই জিনিসটাই ব্লগিং হিসাবে পরিচিত । আপনার নীল অপরাজিতাকে অনেক শুভেচ্ছা
একটি কথা । গীবতের সংজ্ঞা আরেকটু বিস্তৃত হবে মনে হয় ।
গবেষকরা মনে করছেন বাংলাদেশের বিশাল অঞ্চল বছরে ১ থেকে ৫ মিলিমিটার হারে নিচে নেমে যাচ্ছে । এ অবনমন - এর জন্যই মনে করা হচ্ছে বাংলাদেশের উপকূলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঠিকভাবে যাচাই ও ভূমির সার্বিক ও স্থানীয় অবনমন নির্ণয়ের জন্য অনেক গবেষণার প্রয়োজন রয়েছে । উদাহরণ হিসাবে গবেষকগণ মনে করেন , কক্সবাজার উপকূলে সমূদ্রের উচ্চতা বাড়ার হার বছরে প্রায় ৮ মিলিমিটার পাওয়া যায় , অথচ কক্সবাজার অঞ্চল দ্রুত সমূদ্রে তলিয়ে যাচ্ছে এমন কোন প্রমাণ পাওয়া যায়নি ।
ফুলবাড়ী ( দিনাজপুর ) : দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামের মৃত কান্টির ছেলে আবদুল জলিল ( ৬০ ) মারা গেছেন । প্রত্যক্ষদর্শীরা জানান , ফুলবাড়ী - দিনাজপুর মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি নামক স্থানে ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবদুল জলিল নামের ওই বৃদ্ধ ভিক্ষুক মারা যান । এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখলে সড়কের উভয় পার্শ্বে অর্ধশত যানবাহন আটকা পড়ে । পরে থানার ওসি শওকত আলীর নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে সড়ক অবরোধ তুলে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় ।
আমিন আহম্মদ বলেছেন : কষ্টে যাদের জীবন শুরু , তাদের আবার কষ্ট কিসের ! ! !
গত ঈদের ছুটিতে বাড়ি গিয়ে আবু বকর ছোট ভাই ওমর ফারুককে বলেছিলেন , ' আর একটি বছর তোমরা কষ্ট করো । এরপর আমি পাস করে বের হব । ভালো চাকরি হবে । তোমাদের আর কষ্ট করতে হবে না । ' কিন্তু পরিবারটির সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে । আবু বকরের পরিবারকে কোনো সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই । আবু বকর ছাত্ররাজনীতি করতেন না । কোনো ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত না হয়েও অসুস্থ ছাত্ররাজনীতির করুণ শিকারে পরিণত হলেন ।
প্রস্তাব ২ : ভারতের গজলডোবায় লব্ধ পানির শতকরা ২০ ভাগ নদীখাত সংরক্ষণের জন্য বরাদ্দ থাকবে , আর বাকি শতকরা ৮০ ভাগ পানি ১৯৮৩ সালে প্রস্তাবিত এডহক চুক্তি অনুযায়ী ৩৬ : ৩৯ অনুপাতে বাংলাদেশ ও ভারত ভাগ করে নেবে । অর্থাৎ বাংলাদেশ পাবে ৩৮ শতাংশ আর ভারত পাবে ৪২ শতাংশ ।
ক্লান্ত দিনের শ্রান্তিগুলো মুছে দিও সত্য পথে ক্লান্ত হতে বিরক্ত নই , খুব করে চাই শৃংখলাহীন জগত দেখে , নির্যাতিতের অশ্রু মেখে ঘর পোড়ে যার , আগুন দেয়ার অপরাধে তাকেই ধরা স্বজন হারা শোকের ঘোরে শোনে যখন নিজেই হন্তারক কি করে যে বিবেক বাঁধি নৈতিকার জালে তখন ; ভেঙ্গে দিতে ইচ্ছে করে এই খেলাঘর , তুচ্ছ লাগে ক্লান্তিগুলো তখন বড় ওজন লাগে , বইতে পারি না কষ্টগুলো মৃত্যু মৃত্যু স্বাদে ভরা , শুধু মৃত্যু আসে না স্বপ্নগুলো তখন বড় মধুর লাগে , ভাবি যদি হায় . . . স্বপ্নে আমায় ডেকে নিতে আরশ মালায় . . . . . ফিরতে আমার ইচ্ছে কভু হতো না আর ।
এর নাম থেকেই এর স্বভাব সম্পর্কে ধারণা করা যাচ্ছে । ষাঁড়ের মতো আক্রমণ করতেই এরা বেশি পছন্দ করে । বুল শার্ক দ্বারা আক্রান্ত হওয়া এক ব্যক্তি এটিকে ট্রাক দ্বারা আক্রান্ত হওয়ার সাথে তুলনা করেছেন । মিঠা পানি এবং লবণাক্ত পানি সবখানেই এদের দেখা যায় । সাধারণত তীরের কাছে অগভীর পানিতেই এদের বেশি পাওয়া যায় ।
অনুরাধা সে দিন কৃতজ্ঞ চিত্তে আমাকে সালাম করে বলেছিল
হাকিকুল ইসলাম খোকন / বাপ্স নিউজ / প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ লুইজিয়ানা থেকে ঃ গত ৩০শে অক্টোবর শনিবার সনধ্যায় লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির ইণ্টারন্যাশনাল কালচারাল সেণ্টারে উদযাপিত হলো আকাশলীনা - র বাৎসরিক বাংলা সাহিত্য ও See details
ধন্যবাদ ভাই , এতোদিন সাইটের অভাবে এই কাজটা করতে পারি নাই , আপনাকে আবারো ধন্যবাদ ।
সকালে উঠিয়া এমন রসময় বার্তা শুনিয়া মন খুশি হওয়ার বদলে বিরাগ হইয়া গেলো | ইহা একটি শুভ সংবাদ তারপরও ' শিশুখাদ্যে ' হানা দেওয়ার জন্য লোকটির জন্য অশেষ তিরস্কার রইলো . . . . : শয়তান :
৮৩৮ - ৮৪২ লাঙদার্মা - র রাজত্বকাল । ৮৪২ - এ লাঙদার্মা এক বৌদ্ধ সন্ন্যাসীর হাতে নিহত হন । তাঁর মৃত্যুর পর গৃহযুদ্ধে তিব্বতের সাম্রাজ্য বিভক্ত হয়ে পড়ে । ৮৪২ থেকে ১২৪৭ সাল পর্যন্ত তিব্বতে কোন কেন্দ্রীয় ক্ষমতার অস্তিত্ব ছিল না । খাম অঞ্চলে গুপ্তভাবে বৌদ্ধধর্ম টিকে থাকে । লাঙদার্মার শাসনকালেই তিনজন সন্ন্যাসী লাসার অস্থির অঞ্চল থেকে আমদো - র দান্তিগ পর্বতাঞ্চলে পালিয়ে আসেন । তাঁদের শিষ্যদের মাধ্যমেই উত্তর - পূর্ব তিব্বতে বৌদ্ধধর্ম পুনরুজ্জীবিত হয় । প্রাচীন তিব্বতী রাজপ্রাসাদের এক প্রতিনিধি নিইমা - গোন লাদাখে প্রথম রাজত্ব প্রতিষ্ঠা করেন । তাঁর দুই পৌত্র পশ্চিম তিব্বতে রাজত্ব করেন । পরবর্তী পর্যায়ে এঁদেরই এক সন্তান বৌদ্ধ - সন্ন্যাসী হন ।
বিহারী বলিয়া উঠিল , " বৌঠান , তোমাকে থাকিতেই হইবে । তোমার নিজের বলিতে কেহ নাই - এই সরলা মেয়েটিকে সুখে দুঃখে রক্ষা করিবার ভার তুমি লও - তুমি তাহাকে ফেলিয়া গেলে আমি তো আর উপায় দেখি না । "
নিজের বাজার মূল্য নির্ধারণের ইচ্ছা যাদের আছে তাদের পক্ষেই যৌতুক নেয়া সম্ভব
সরকারের মন্ত্রীরাও প্রায়ই বলেন , বর্তমান সরকারের সময় আওয়ামী লীগের দলীয় লোক ছাড়া অন্যদের চাকরি দেয়া হবে না । এটা দেশের জন্য অকল্যাণ ছাড়া কোনো কল্যাণ বয়ে আনবে না । ইতোমধ্যেই মেধাবী কর্মকর্তা হিসেবে পরিচিত প্রায় সাড়ে ৫শ ' কর্মকর্তাকে ওএসডি করে রাখা হয়েছে । এখন আবার এডহকভিত্তিক কর্মকর্তা নিয়োগ করা হলে সেটা হবে প্রশাসনকে দলীয়করণের ক্ষেত্রে সর্বশেষ প্রক্রিয়া ।
জঘন্য । অফিস থেকে দিয়েছে কম্প্যাকnx6320 । কোর ডুও । ওরাকল ইন্সটল করার পরে সেই যে স্লো হল , এখন পর্যন্ত শান্তি পেলাম না । প্রায়ই হ্যাং করে । অনেক কলিগেরটা ইন্তেকালও করেছে ।
ওস্তাদ বায়ে পেলাষ্টিক বলেছেন : হাসুইন যে । আপ্নেও ভালা থাহুইন ।
কি বিষম অন্ধকারের বুকে - - - কেটে কেটে জল গড়িয়ে পড়ে , ছড়িয়ে পড়ে দীর্ঘশ্বাস । একদিন লেখারা ছেড়ে যাবে বলে . . সে কি ভয় . . . ! আজ কত অনায়াসেই . . আমাদের ছাড়াছাড়ি হয় , তুমি জেনে রাখো । স্বর্গ - মর্ত্য একাকার করে দিয়ে , তুমি আমায় যে পথে ঠেলে দিলে , সে পথে নিয়তই বেপুথ হবার ভয় । তবু , ও পথের দায় . . একান্তই আমার । তোমাকে ছাড়তে পারব না বলে - - - শব্দ , ছন্দ , অনুভূতির নির্বাসন । আর . . কবিতার বনবাস । না গো না , এ কবিতা নয় ; অনেককাল অনুভূতিশুন্য থাকার পর - - - অনুভূতির দরিয়া হয়েই , আবার অনুভূতিশুন্য হবার অভিনয় । হুম . . এর বেশি কিছু নয় ।
আপনার ওয়েবসাইটে এডসেন্স বসাতে চাইলে Zymic . com এ হোষ্টিং করা বেটার । তবে সমস্যা হল Zymic . com এ হোষ্টিং করলে আপনার সাইট মাঝেমধ্যে ডাউন থাকতে পারে ।
বিডিআর ( ইএই ) হত্যা ও বিদ্রোহের বিচার চলছে । জঙ্গিবাদ দমনে সরকার তৎপর এবং সফল । যুদ্ধাপরাধীদেরও বিচার চলছে । সরকারের বিরুদ্ধে দুর্নীতির কোন সুনির্দিষ্ট অভিযোগ এ পর্যন্ত কেউ করতে পারে নাই । বরং সরকার দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বদ্ধপরিকর । এবারে বোরো ফসল বাম্পার হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে । দশ টাকায় ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা সরাসরি পাচ্ছে । ডিজেলে ২০ % সাবসিডি পাচ্ছে । হাওড় এলাকায় ও এলাকা বিশেষে বিনা মূল্যে সার ও বীজ দেয়া হয়েছে । ব্যাংক রিজার্ভ সর্বোচ্চ । রেমিটেন্স বেড়েছে । দুই বছরে নয় লক্ষ জন বিদেশে গিয়েছে । ফিরে এসেছে এক লক্ষ জন যা স্বাভাবিক ।
> > মনে হচ্ছে আমিও ব্যার্থ হয়েছি বোঝাতে আপনাকে । ভালো মতো পুরো মন্তব্য না পড়ে না বুঝে লেগে গেছেন আগের কথার পুনরাবৃত্তি করতে । কিছু না বুঝে থাকলে , বুঝিয়ে বলবো , যেমনটা চেষ্টা করেছি নাঈম সাহেবের বেলায় । কিন্তু একই জিনিস বারবার বলাকে যুক্তিতর্ক করা বলেনা শান্ত সাহেব । বলে ভাঙ্গা রেকর্ড বাজানো , যাতে আপনি আর আপনার সহচররা বিশেষ ব্যুৎপত্তি অর্জন করেছেন বলে মনে হচ্ছে । আর আপনার অপ্রয়োজনীয় কথার ফুলঝুরি , যা অল্প কয়েক কথায় গুটিকয় মন্তব্যের মধ্যেই বেশ ব্যক্ত করা যায় , তাকে ৩০ টি পৃথক মন্তব্য জুড়ে দেয়াকে বলে ফ্লাডিং , যুক্তিতর্ক নয় । এতগুলো মন্তব্য দিয়ে কি প্রমাণ করার চেষ্টা করছিলেন ? ধারে না কেটে ভারে কাটার স্বপ্ন কেবল মূর্খরাই দেখে ; আপনাকে আমি মূর্খ হিসেবে ভাবতে চাইনা ।
ইহা কি জ্ঞান দান পুসট ; না অন্য উদ্দেশ্য নিহিত আছে ? ? ?
প্রশ্ন তোলা দরকার , বুঝলাম , সাগরের গ্যাস উত্তোলণ আর্থিকভাবে ভীষণ ঝুঁকিপূর্ণ একটা কাজ । কিন্তু তাহলে কনোকোফিলিপস কেন বিপুল অর্থ ব্যয় করে এই বিশাল ঝুঁকিপূর্ণ কাজে আগ্রহী হলো ? কন্যাদায়গ্রস্ত পিতাকে উদ্ধার করার অনুরূপ গ্যাসদায়গ্রস্ত ( ! ) বাংলাদেশকে উদ্ধার করতে , নাকি নিশ্চিত মুনাফার গন্ধ পেয়েই ? তাহলে বাপেক্স বা পেট্রোবাংলা কেন সেই লাভজনক কাজটি করবে না ?
বছরের শুরুতেই দেশের বিভিন্ন স্থানে পাল্লা দিয়ে ঘটছে খুন - খারাবি । গত শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রদল ও যুবদলের নেতাসহ ২০ জন খুন হয়েছে । উদ্ধার করা হয়েছে অজ্ঞাত লাশ । এসব ঘটনায় প্রকৃত আসামিরা কেউ গ্রেফতার হয়নি । পিরোজপুরে ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতা , খাগড়াছড়িতে যুবলীগের হামলায় শ্রমিক দল নেতা খুন হন । পিরোজপুরের কাউখালীতে ছাত্রদল নেতার লাশ নিয়ে এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে । হত্যার প্রতিবাদে গতকাল বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনতা সেখানে হরতাল পালন করেছেন । স্বজনদের অভিযোগ , এ ঘটনায় আসামিদের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ ঘাতকদের গ্রেফতার করেনি । সংশ্লিষ্ট সূত্র জানায় , পুলিশ সপ্তাহ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে পুলিশ কর্মকর্তারা এখন রাজধানী ঢাকায় । গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত কুচকাওয়াজে যোগ দিতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার , রেঞ্জের ডিআইজি , পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আগে থেকেই ঢাকায় এসেছেন । এ উপলক্ষে পুলিশ কর্মকর্তারা তিন দিন ঢাকায় থাকবেন । অন্যদিকে পদকপ্রাপ্ত বেশ কয়েকজন ওসি এবং সাব - ইন্সপেক্টর ( এসআই ) ঢাকায় অবস্থান করছেন । আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নির্বাচনী দিকনির্দেশনাসহ পুলিশ কর্মকর্তাদের নিয়ে ঢাকায় বেঠক হবে । এরই মধ্যে এ নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি এলাকায় সহিংস ঘটনা ঘটেছে । দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এলাকায় না থাকায় পরিস্থিতি সামাল দিতে পারছে না তাদের অধস্তনরা ।
ও টুটুল ভাই , ব্লগ ডিজাইনার কে একটু কষ্ট করে বাংলা লেখার বিষয়টা অবহিত করুন ।
সেই মার্ক এন্টোনি কী করেছে ? বিদ্রোহী সভাসদ এবং কাছের বন্ধুরা সবাই মিলে সিজারকে মেরে ফেললেও তার বন্ধু অসাধারণ বাগ্মী এন্টোনি সুকৌশলে একটি অসাধারণ বক্তৃতা করেন । ' সম্মানিত সুধি , আমাকে আপনাদের কানদুটো একটু ধার দিন । আমি সিজারের প্রসংশার জন্য আসিনি বরং এসেছি তাকে কবর দিতে ' । এরপর তার আবেগময় বর্ণনা এমন নাটকীয় মোড় নেয় যে মৃত সিজার বনে যান নায়ক । এবং তার ফল ভোগ করেন মার্ক এন্টোনি ।
রাষ্ট্রের অস্তিত্ব বা কাঠামো পরিবর্তনের সাথে সাথে এর অধিবাসীদের জাতীয়তা বা রাষ্ট্রীয় পরিচয় পরিবর্তিত হতে পারে , কিন্তু তাদের জাতিসত্তা কখনও পরিবর্তিত হয় না । ব্রিটিশ কিংবা পাকিস্তান আমলে আমাদের জাতিসত্তা যেমন বাঙালি ছিল , তেমনি বাংলাদেশ আমলেও আমরা বাঙালিই আছি এবং ভবিষ্যতেও থাকব । কিন্তু আমাদের জাতীয়তা বা রাষ্ট্রীয় পরিচয় পরিবর্তিত হয়েছে বার বার ।
নাহ ! বাঙালি আর মানুষ হৈলো না । বই - সাহিত্য - জ্ঞান - বিজ্ঞানের চে ' বাঙালির কাছে রাজনীতিই বেশি উপাদেয় !
মেটাল বক্স - আসরে নামলেন কুমারী ব্যানার্জী । খোদ দিল্লীতে শুরু করলেন চটকদারি রাজনীতি । গলায় পোস্টার ঝুলিয়ে তৎকালীন শিল্পমন্ত্রী ভেঙ্গল রাও - এর খালি ঘরের সামনে এক ঘন্টার প্রতীকি অনশনে বসলেন । মন্ত্রী বৈঠক ছেড়ে ছুটে এলেন এবং মেটাল বক্স খোলার প্রতিশ্রুতি দিলেন । কাগজে মমতা ব্যানার্জীর বড় উজ্জ্বল ছবি ছাপানোর চাহিদা পূর্ণ হলেও মেটাল বক্স - এর দরজা খুলল না ।
zasim . uddin লিখেছেন : দুখী ভাই , আপনি বলেছেন যে এর জন্য ছোট একটি কাজ করতে হয় । কিন্তু কাজ টা কি বলেন নাই তাই যদি বলতেন অনেক ভালো হতো আমি ফর্মাট গাইডে এই টপিক তার অর্থ বুজতে পারি নাই এটা হলো . . License Agreement - - - - read if you want ( although nobody does ) . Scroll down to the bottom , and press f8 to accept . এর অর্থ জানলে জানাবেন এবং Laptop এর কি বোর্ড এ F8 ব্যবহার করার কোনো নিয়ম আছে কি ?
আরো একটা স্বপ্ন ছিলো বিশেষ করে কলেজ জীবন থেকে - দেশের জন্য কিছু একটা করা । সেই ছোটবেলা থেকেই দেখে আসছি জ্বালাও - পোড়াও , ভাংচুর , হরতাল - অবরোধ , হত্যা - প্রতিহত্যার রাজনীতি , ঘুষ , অনিয়ম , ট্রাফিক জ্যাম , পানি - বিদ্যুতের অভাব - আরো কতো কী ! কলেজ - বিশ্ববিদ্যালগুলোতে পড়ালেখা ছাড়া আর যা যা করা যায় তার সবকিছুই চলে অবিরাম । খুব ইচ্ছে হয় দেশের জন্য কিছু একটা করতে । আমি আর আমার বন্ধু রাজু কমলাপুর রেল স্টেশনের কাছে রেল লাইনের উপর বসে বসে কতো বিকেল পার করেছি দেশের জন্য স্বপ্ন দেখে দেখে ! কতো প্ল্যান করেছি কিভাবে দেশের জন্য কিছু করা যায় । একটা খুব ভালো বিশ্ববিদ্যালয় বানাবো যার উপাচার্য হবেন জাফর স্যার । সেই বিশ্ববিদ্যালয় থেকে যেসব ছেলেমেয়েরা বের হবে তারা একেকজন হবে একেকটা বারুদের মতো । অসম্ভব সেই প্রতিভাবান ছেলেমেয়েরা কেউ হবে বিজ্ঞানী , কেউ ইঞ্জিনিয়ার , কেই ডাক্তার , কেউ আর্কিটেক্ট , কেউ দেশের প্রতি পরম মমতাসম্পন্ন রাজনীতিবিদ , কেউ ভবিষ্যৎ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ , কেউ বিখাত গণিতবিদ … ভাবতাম বড় হয়ে রাজনীতি করবো । একদিন এই দেশের সরকার প্রধান হবো আর বদলে দিবো দেশটাকে …
বাহরাইন থেকে সেনা ফিরিয়ে আনার দাবিতে সৌদি আরবের তেলসমৃদ্ধ কাতিফ শহরে এই শুক্রবারও শত শত মানুষ বিক্ষোভ মিছিল করেছে । এ সময় বিক্ষোভকারীরা আটক রাজবন্দীদের মুক্তি এবং রাজনৈতিক স্বাধীনতার দাবি জানায় । সেখানে বাদ জুমা ও আসর নামাযের পর দু ' দফা মিছিল হয় । সৌদি আরব কিছুদিন আগে বাহরাইনে বিক্ষেভ দমনের জন্য সেনা পাঠিয়েছে ।
এতে ব্রাউজ করায় সমস্যা না হলেও অনেকরকম অপশন ব্যবহার করতে পারতাম না । অফিস এবং অন্য সফটওয়্যারগুলো হাতড়িয়ে হাতড়িয়ে ব্যবহারের কষ্ট স্বীকার করে নিয়েছিলাম কিন্তু জাপান থেকে বাইরের পৃথিবীর জানালা ব্রাউজারে এই রকম অত্যাচার মনটা বিক্ষিপ্ত করে দিয়েছিল । তাই অনেক ভেবে মাথায় বুদ্ধি আসলো যে কোন একটা ইংরেজি ব্রাউজার ডাউনলোড করলে কেমন হয় ! ফায়ারফক্সের নাম জানতাম . . . ওটা ফ্রী দেয় জেনে ডাউনলোড করে ফেললাম । আহ্ কি শান্তি ।
" আইন - শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের মানুষ র্যাবকে চায় । র্যাব এখনো জনপ্রিয় । র্যাবের ওপর মানুষের অগাধ বিশ্বাস রয়েছে " , বলেন তিনি ।
পুরোনো ঢাকার নিমতলী , ভয়াবহ এক ট্রাজেডির নাম । গত বছর এদিনে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডে নিভে যায় ১২৭ জন মানুষের জীবন । নিমতলী সেই ট্রাজেডির পরও টনক নড়েনি কারো । এতো অকল্পনীয় ভয়াবহতা , এতোগুলো নারী - পুরুষ - শিশুর করুণ মৃত্যুর পরও থেমে থাকেনি আবাসিক এলাকায় বিপজ্জনক কেমিক্যালের ব্যবসা । সরকারী কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও প্রশ্রয়ে এখনো
আজ একুশে ফেব্র " য়ারী । বাঙলাদেশের ইতিহাসের এ দিনটি জনগণকে নাড়া দেয় , এমন আর কোনো দিন দেখা যায় না । এ দিনের আবেগ ও বিস্তারিত >
ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন : আজ আমার পুরা দিনটাই নষ্ট হয়েছে এই খেলার কারণে । আমি আর কোনদিন কিছু আশা করুমনা ক্রিকেট দলের কাছে
জ়ামাই যদি হয় SSC পাস তবে মেয়ে লাগবে কোন পাস ? নাকি নিরক্ষর ? দুনিয়াটারে কি অশিক্ষিতদের মগের মুল্লুক বানাইবার মন চায় নি ? X - (
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ , ফাতেহা পাঠ , দোয়া ও মোনাজাত করে তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের ৫ বিচারপতি । শুক্রবার বিকাল ৫টায় বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের নেতৃত্বে বিচারপতি মো . শামসুল হুদা , বিচারপতি এএইচএম সামসুদ্দিন চৌধুরী , বিচারপতি ফারুক
আমাদের মেডিকেল রিপোর্টার জানান , গতরাত ৮টার দিকে কালসীর মতলব জেনারেল স্টোরে চাঁদা না পেয়ে ৩ / ৪ জন সন্ত্রাসী দোকানে কর্মরত সজীবকে লক্ষ্য করে গুলি করে । গুলি সজীবের বুকের ডানপাশে লাগলে সে লুটিয়ে পড়ে । আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় জনতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ৯টায় কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন ।
চিঠি হাতে পেলেন হযরত উমাইর রা : । হিমসের গভর্নর তৈরি হচ্ছেন অর্ধজাহানের খলীফার দরবারে হাজিরী দেবার উদ্দেশ্যে । দীর্ঘপথ চলতে হবে । রাহ্ খরচ চাই । তাই প্রয়োজনীয় কিছু পাথেয় একটি পুটলিতে বেঁধে কাঁধে নিলেন । হাতে একটি ছড়ি তুলে নিলেন । এরপর পাড়ি জমালেন মদিনার পথে । কিভাবে আর যাবেন । ঘোড়া কিংবা দামী সাওয়ারী তো আর নেই । তাই পদব্রজেই রওনা হলেন । বিশাল মরুভূমির পথ পার হয়ে এসে পৌঁছলেন মদিনার নবীজির শহরে । গায়ে ধুলো বালি লেগে আছে । ধূসরিত মুখ । মলিন বালিপড়া পরিধেয় । উস্কো খুস্কো চুল । বিবর্ণ দেহ । হিমসের ক্ষমতাসীন গভর্নরের এ অবস্থা দেখে তাজ্জব বোধ করলেন হযরত উমর রা : । চোখ একদম কপালে । জিজ্ঞেস করলেন , তোমার এ অবস্থার উমাইর ! হযরত উমাইর রা : জবাব দিলেন খলীফার প্রশ্নের । এক কঠিন জবাব । তিনি বললেন , আমীরুল মুমিনীন , আমিতো খুব সুস্থ আছি । তবে আমার সাথে একটি বিশাল দুনিয়া আছে । যে দুনিয়াটাকে আমি বহন করে চলছি । তাজ্জব বেড়ে গেল হযরত উমরের । তাই আবার জিজ্ঞেস করলেন : উমাইর , তোমার সাথে এমন কি আছে ( ? ) বলতো ! হযরত উমাইর রা : আরজ করলেন আমীরুল মুমিনীন ! এটা আমার বেগ । এর মধ্যে আমার পথ চলার পাথেয় সামান্য সামান - পত্তর আছে । এতে আরো আছে একটি পেয়ালা । ওতেই আমি খানা খাই , পানি পান করি , মাথা ধৌত করি , কাপড় কাচি । একটি পানির মশকও আছে এর ভেতর । ওযু ও পান করার পানি রাখি এর ভেতরে । সাথে একটি লাঠিও আছে । ওতে ভর করে চলি , প্রয়োজনে শত্রুর মোকাবেলা করি । তবে যাই হোক , এইগুলোকেই তো দুনিয়া বলে । আর এই অভিশপ্ত দুনিয়াকেই বহন করে চলছি আমি । হযরত উমর রা : জিজ্ঞেস করলেন : তুমি কি পায়ে হেটে এসেছো ? জী , হ্যাঁ , সবিনয়ে জবাব দিলেন হযরত উমাইর রা : । তোমাকে একটি সওয়ারী দেয়ার মত লোকও কি ওখানে ছিল না ? আবার জিজ্ঞেস করলেন হযরত উমর রা : । : আমি কাউকে বলি নাই , তারাও ব্যবস্থা করে নাই । জবাব দিলেন হযরত উমাইর রা : । : তুমি যাদের কাছ থেকে এসেছ , তারা ভালো মানুষ নয় । মন্তব্য করলেন খলীফা উমর রা : কিন্তু এ মন্তব্য মেনে নিতে পারলেন না হযরত উমাইর রা : । প্রতিবাদ করে বললেন : আমিরুল মুমিনীন ! আল্লাহকে ভয় করুন ! আল্লাহ তায়ালা গীবত করতে নিষেধ করেছেন । আপনি কিভাবে ওদের প্রতি এমন ধারণা করছেন , ওরা ভাল মানুষ নয় ? অথচ ওরা মুসলমান । আমি ওদেরকে নামায পড়তে দেখেছি । হযরত উমর রা : পুন : জিজ্ঞেস করলেন : উমাইর ! তুমি কি জান , আমি তোমাকে কোথায় পাঠিয়েছিলাম এবং কেন পাঠিয়েছিলাম ? হযরত উমাইর রা : জবাব দিলেন , হ্যাঁ জানি । আপনি আমাকে যেখানে পাঠিয়েছিলেন আমি সেখানকার ভালো মানুষগুলোকে সমবেত করেছি । তাদেরকে তহসীল আদায়ের দায়িত্ব নিয়োজিত করেছি এবং যেসব অর্থ আমার কাছে জমা হয়েছে , আমি সে অর্থ মুসলমানদের প্রয়োজনে খরচ করেছি । তিনি আরো বলেন : যদি আপনি সে পয়সা খাওয়ার উপযুক্ত হতেন , তাহলে সেখান থেকে কিছু অর্থ আপনার জন্যেও নিয়ে আসতাম । সারল্যমন্ডিত বক্তব্য ! ভণিতা নেই । সত্য প্রকাশে এইটুকু দ্বন্দ্ব নেই ! জনগণের সম্পদ তাদের স্বার্থেই খরচ হবে । খলীফা চাইলেও রাষ্ট্রপ্রধানের শত ইচ্ছে থাকলেও তিনি সেই অর্থের উপযুক্ত নন । তিনি তা থেকে একটি কানাকড়িও যে পেতে পারেন না সে কথাই বললেন - বিশাল রাজ্যের অধিপতি , মহান খলীফা হযরত উমরের সামনে দাঁড়িয়ে । শাসকের সততা প্রজার জীবনে সমৃদ্ধি ও সুখ বয়ে আনতে পারে একথা হযরত উমরা রা : ভালো করেই জানতেন । তিনি আরো জানতেন , বিরাট ধনভাণ্ডারের রক্ষক হয়ে যারা জীবনে এ ধনের ছোঁয়া লাগে না , অজস্র সম্পদ নিজের হাতে বণ্টন করলেও যার সফর সঙ্গী হয় দু ' টুকরো কাপড় , একটি পানির বাটি , একটি পানি রাখার চামড়ার মশক আর একটি কাঠের লাঠি । অধিকন্তু এই ক্ষুদ্র সম্পদে যিনি মনে করেন অভিশপ্ত দুনিয়া ; জনগণের শাসক হবার উপযুক্ত যে একমাত্র তিনিই । তাঁর হাতেই যে মানুষের জান মাল ইজ্জত আবরুর হেফাজত হতে পারে । পৃথিবীর অসহায় বঞ্চিত মানবতা এদেরকে যে খুঁজে বেড়ায় সর্বত্র তাই খলীফা হযরত উমর রা : তাকে তার দায়িত্ব বহাল রাখতে চাইলেন এবং খুব অনুরোধ করলেন । কিন্তু হযরত উমাইর রা : বললেন : আমীরুল মুমিনীন ! আমাকে মাফ করবেন । আমি আর এ দায়িত্ব নেব না । আপনার পরও না । আমি প্রতিজ্ঞা করেছিলাম , আমি যতদিন শাসক থাকবো ততদিন কোন প্রকার আবেগকে আমি প্রশ্রয় দিব না । কিন্তু এরপরও আমি একদিন এক খ্রিষ্টানকে বলে দিলাম আল্লাহ তোকে ধ্বংস করুক । কী আশ্চর্য ! শাসক হয়ে শাসিতকে একটি কঠিন কথা বলেছেন , সে যাতনাই তাকে এতটা পীড়া দেয় ! অথচ আমরা দেখি শাসক হয়ে শাসিতদের জীবন কেড়ে নিয়েও সামাজিক দু : খটা পর্যন্ত প্রকাশ করে না । করলে তাদের ক্ষমতার গায়ে দাগ লাগতে পারে , দুর্বলতার প্রশ্ন উঠতে পারে শুধু এই ভয়ে । তারপর তিনি নিজের বাড়িতে চলে যান । কিছুদিন পর হযরত উমর রা : এক ব্যক্তিকে একশত দীনার দিয়ে হযরত উমাইর রা : এর বাড়িতে পাঠালেন । আর বলে দিলেন , যদি দেখ হযরত উমাইর এর অবস্থা ভালোই চলছ , তাহলে চুপচাপ চলে আসবে । আর যদি দেখ তিনি দু : খ কষ্টে জীবন কাটাচ্ছেন তাহলে এই অর্থগুলো তার হাতে তুলে দিবে । হযরত উমর রা : এর পাঠানো লোকটি হযরত উমাইর রা : বাড়িতে এসে পৌঁছল । তখন তিনি বসে বসে কাপড় থেকে উকুন পরিষ্কার করছিলেন । আগন্তুককে দেখে হযরত উমাইর রা : বললেন : বসুন । কোত্থেকে এসেছেন । মদিনা থেকে , লোকটি জবাব দিল । আমীরুল মুমিমীন কেমন আছেন ? হযরত উমাইর রা : জিজ্ঞেস করলেন । আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার কাজে ব্যস্ত আছেন , লোকটি জবাব দিল । একথা শুনে হযরত উমাইর রা : হযরত উমর রা : এর জন্য দোয়া করলেন । হযরত উমরের রা : দূত তিনদিন সেখানে সেখানে অবস্থান করে পূর্ণ অবস্থা পর্যবেক্ষণ করলেন । বিশাল ভূ - খণ্ডের সাবেক গভর্নরের জীবনটা লোকটি গভীরভাবে তলিয়ে দেখছে । সে দেখলো , খুব কষ্টে এক টুকরো রুটি মেহমানকে পরিবেশন করেছেন , আর নিজে থাকছেন না খেয়ে । দূত তিনদিন থাকার পর একশ দিনার হযরত উমাইর রা : এর হাতে তুলে দিলেন : " আমীরুল মুমিনীন আপনার প্রয়োজনে খরচ করার জন্য এগুলো পাঠিয়েছেন । " একথা শুনেই কেঁদে ফেললেন হযরত উ্মাইর রা : । বললেন , এ সবের আমার দরকার নেই । একথা বলে সাথে সাথেই দিনারগুলোই গরীব মিসকীনদেরকে ভাগ করে দিলেন । লোকটি মদিনায় চলে এসে সমস্ত ঘটনা হযরত উমর রা : কে জানায় । হযরত উমর রা : হযরত উমাইর রা : কে মদিনায় ডেকে পাঠান এবং বেশ কিছু খাদ্যজাত দ্রব্য ও দুটি কাপড় হযরত উমাইর রা : এর খেদমতে পেশ করেন । হযরত উমাইর রা : খাবারগুলো নিতে অস্বীকার করে বললেন : আমার বাড়িতে সাত সের গম আছে । ওটাই যথেষ্ট । তবে কাপড় দুটো নিলেন এবং বললেন আমার স্ত্রী এখন বিবস্ত্র । পরার মত আর কোন কাপড় নেই , তাই নিলাম । এর কিছুদিন পরই তিনি ইন্তেকাল করেন । সংবাদ পেয়ে হযরত উমর রা : তার সমাধির পাশে এসে দাঁড়ালেন । তার কান্নাবিজরিতকন্ঠে বললেন : আফসোস ! আমি যদি উমাইর ইবনে সাদের মত আর একজন পেতাম , মুসলমানদের খেদমত করার জন্য তাদের কাজ কর্মের দায়িত্ব পালনের জন্যে আমি তাকে নিয়োজিত করতাম । আজ যখন গরীব জনগণের দোরে এসে খেদমতপ্রার্থী শাসকদের আঘাতে আঘাতে আমরা আর শিরদাঁড়া টান করে দাড়াতে পারছি না , তখন আমরাও তো সেই উমর রা : এর মতোই কেঁদে কেঁদে প্রার্থনা করি একজন উমাইরকে । যে উমাইর আমাদেরকে আঘাত দিবে না - সত্যিই খেদমত করবে । কিন্তু সেই উমাইর ফিরে আসবেন কি আর ?
মানবতাবাদী নাস্তিক বলেছেন : আরজ আলী মাতুব্বরের গ্রন্থ পড়ে আমি মুগ্ধ ও বিস্মিত হয়েছি নতুন কথা বলে নয় , তাঁর মুক্তবুদ্ধি , সতসাহস ও উদার চিন্তা প্রত্যক্ষ করে । - ডঃ আহমদ শরীফ আরজ আলী মাতুব্বর শিক্ষিত বুদ্ধিজীবীদের অহংকার ও আত্মতৃপ্তিকে শক্ত হাতে নাড়িয়ে দিয়েছেন । - হাসানাত আবদুল হাই আজ পর্যন্ত কোনও জ্ঞানী লোক আরজ আলীর বিপরীতে কথা বলতে পারে নাই আর আপনি কে যে এই পোস্টটা তে মাইনাস দিলেন ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? মাইনাস দিবেন খুব ভাল কথা কিন্তু এভাবে চোরের মত কেনও ? ? ? ? ? ? ? ? মাইনাস দেওয়ার কারনটা একটু বইলা যাইতে পারতেন । নাকি ভাবসিলেন মাইনাস দিয়া আমাকে আস্তিক বানায় ফেইল্লা আল্লাহতালার কাছে প্রিয় বান্দা হইয়া জাইবেন ? ? ? ? ? ? ? ?
আমি আসেল আমার লেখাগুলো এখানে পোষ্ট করি । কবিতা গুলো আমার । আমার লেখা কোন উপন্যাস নেই । লিখলে পোষ্ট করবো । তবু কবিতা লিখি তাই পোষ্ট করি । ধন্যবাদ
আবার কি হইল । কিছু বলসে নাকি ?
পোস্ট করা হয়েছে : বৃহঃ জুন ৩০ , ২০১১ ৩ : ৫১ অপরাহ্ন
ঢাকা , ১০ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : ১২ ইসলামী দলের ডাকা হরতালেও আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে বছরের দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে । লেনদেন ছাড়িয়েছে দেড় হাজার কোটি টাকা । আজ মোট লেনদেন হয় ১৬৪৬ কোটি টাকা । লেনদেনের পরিমাণ গত কার্যদিবসের চেয়ে প্রায় ৩০০ কোটি টাকা বেশি । গত ১২ জানুয়ারি এ বছরের সর্বোচ্চ লেনদেন হয় ডিএসইতে । ওই দিন বাজারে লেনদেন হয় ১৬৪৯ দশমিক ৭৬ কোটি টাকা । আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে শুরু থেকেই সূচক ও লেনদেনে চাঙ্গাভাব ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে । দিনশেষে সূচক বেড়েছে ১২৫ পয়েন্ট । সকালে লেনদেন শুরু হয় সূচক বৃদ্ধির মধ্য দিয়ে । দুপুর সাড়ে ১২ টায় সূচক গতকালের ৬৩১১ . ৪০ পয়েন্ট থেকে বেড়ে ৬৪৫৮ পয়েন্টে উঠে আসে । পৌনে ১টায় সূচক কমে ৬৪৩৪ পয়েন্টে অবস্থান করে । দিন শেষে সূচক গতকালের চেয়ে ১২৫ . ৭০ পয়েন্ট বেড়ে ৬৪৩৭ . ৫০ পয়েন্টে দাঁড়িয়েছে । হরতালেও অন্যান্য দিনের মতো সকাল ১১টায় লেনদেন শুরু হয় । ডিএসইতে আজ লেনদেন হয়েছে ১ হাজার ৬৪৬ কোটি ১৫ লাখ টাকা । যা আগের দিনের চেয়ে ২৯৭ কোটি ৮১ লাখ টাকা বেশি । গত কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৩৪৮ কোটি টাকা । আজ লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯০টির , কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির শেয়ারের দাম । লেনদেনের শীর্ষ কোম্পানিগুলো হলো - বেক্সটেক্স . লাফার্জ সুরমা সিমেন্ট , বেক্সিমকো লিমিটেড , ওয়ান ব্যাংক লিমিটেড , বিএসআরএম স্টীল , ইউনাইটেড এয়ারওয়েজ , ইউসিবিএল , মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড , তিতাস গ্যাস লিমিটেড ও সাউথইস্ট ব্যাংক লিমিটেড । দর বৃদ্ধির শীর্ষ কোম্পানিগুলো হলো - সায়হাম টেক্সটাইল , বিডি ফাইন্যান্স , আনলিমা ইয়ার্ন , মিউচ্যয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড , সাফকো স্পিনিং , গ্রিন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স , ইসলামিক ফাইন্যান্স , সোনারগাঁও টেক্সটাইল , ডেল্টা স্পিনার্স ও এফএএস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট । এছাড়া নর্দান জুট , মডার্ন ডায়িং , এপেক্স স্পিনিং , বিচ হ্যাচারি , পিএইচপি মি . ফান্ড - ১ , লিগেসী ফুটওয়্যার , ডিবিএইচ ১ম মি . ফান্ড , জিকিউ বলপেন , সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে । ( শীর্ষ নিউজ ডটকম / এএস / এমআই / এআই / এমএইচ / ১৬ . ৪৩ঘ . )
আফরোজা বলেছেন : জামায়তে ইসলামী বা আহলে সুন্নাত ওয়াল জামায়াত বিশ্বে ইসলাম প্রতিষ্টা করতে পারেনি । তাই বিকল্প হিসাবে যারা বিশ্বে কুরানী শাসন প্রতিষ্টা করেছে তাদের ব্যাপারে খোজ নেয়া যেতে পারে ।
প্রকৃতি সেজেছে আজ রঙিন বধূর বেশে ; থোকা থোকা কৃষ্ণচূড়া কিন্তু তা - ই জানান দিচ্ছে । প্রকৃতির এই সৌন্দর্যের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যেতে কার না মনে সাধ জাগে ! হোক না প্রখর রোদ কিংবা গরম , তাই বলে কি সাজবেন না সুন্দর সাজে ! গ্রীষ্মের এই সময়টায় কেমন হবে আপনার সাজ - এসব বিষয়ে লিখেছেন তাসনুভা মেঘ
গতকাল বিকালে রাজশাহীর সাহেববাজারে জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বিনা উস্কানিতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কেন্দ্রীয় বিশেষ সম্পাদক নাদিম মোস্তফাসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত এবং ১০ জনকে গ্রেফতার করেছে । আহতদের মধ্যে গুরুতর ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে । এ সময় পুলিশের ব্যাপক হামলায় এবং ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া - পাল্টা ধাওয়ায় সাহেববাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয় । ফলে মুহূর্তের মধ্যেই সমাবেশ পণ্ড হয়ে যায় । পরে সন্ধ্যায় বিএনপির নেতারা রাজশাহী সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।
তারপরও আমরা চাই না , ইসরাইল নামক রাষ্ট্রটির শিশুদের জীবনেও একই পরিণতি নেমে আসুক । আমরা চাই না তাদের রক্তমাখা লাশ নিয়ে তাদের মা - বাবাকে কাঁদতে হোক কিংবা এরকম গুলি ও বোমার শব্দে প্রতি মুহূর্তে তারা আতঙ্কিত হোক আর নির্ঘুম রাত যাপন করুক । আমরা শুধু একথাই বলব , ইসরাইলে এখন যারা শিশু , তারা বড় হোক , বেড়ে উঠুক শুভবোধসম্পন্ন মানুষ হয়ে । কিন্তু এই শুভবোধসম্পন্ন শিশুরা যখন অতীতের দিকে তাকিয়ে এই গণহত্যা নিয়ে প্রশ্ন তুলবে , ইসরাইলের আজকের নীতিনির্ধারকরা তখন কী জবাব দেবেন ? সেই যে কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের , - ' অপমানে হতে হবে তাহাদের সমান ' , সেই যে পৃথিবীতে এক দেশ আছে জার্মান নামের , যে এখনও বয়ে চলেছে হলোকাস্টের অপরাধণ্ড ইসরাইলকেও বয়ে বেড়াতে হবে তেমনি এই শিশুহত্যা , গণহত্যার অপরাধ , নাকবার অপরাধ , নতুন এক হলোকাস্টের অপরাধ । কিন্তু অসংখ্য মৃত্যুর মধ্যে দিয়ে প্যালেস্টাইন ঠিকই উঠে দাঁড়াবে , ঠিকই জীবন জয়ের গান গেয়ে উঠবে ।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং » এক যায়গাতে লিনাক্সের সকল তথ্য
তরজমা : … . গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা - যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন , মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক , অর্থনৈতিক ও সামাজিক সাম্য , স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে ।
লজিক্যাল রিকভারিকে আমি দুইভাগে ভাগ করছি , সিম্পল লজিক্যাল এবং এডভান্সড লজিক্যাল ।
প্রজন্ম ফোরাম » কর্ম খালি আছে » দুদক এর নিয়োগ পরীক্ষার ফলাফল
Posted in আমাদের সময় , জামাল হোসেন , ডিসি , ডেসটিনি , মুন্সীগঞ্জ , যায় যায় দিন , হরগঙ্গা কলেজ Leave a Comment
বাংলাদেশের বেশিরভাগ মানুষই মধ্যপন্থী । তাই তারা বিষয়টিকে ভালভাবেই দেখছে ।
এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের পক্ষ থেকে র্যাবের এই বর্বর অপরাধের তদন্ত করে দোষীদের শাস্তির পাশাপাশি অবিলম্বে র্যাব বিলুপ্ত করার দাবি জানানো হয় ।
গাইবান্ধা , ১৮ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : গাইবান্ধায় নির্বাচনোত্তর সহিংসতা ও পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় ৩ শতাধিক গ্রামবাসীর বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার আতঙ্কে ৩ গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে । দিনের বেলায় গ্রামে পুরুষ মানুষ দেখা গেলেও রাতে নিজের বাড়ি ও গরু পাহারা দিচ্ছে মহিলারা । নিজেদের সম্ভ্রম নিয়েও এখন ভীতসন্ত্রস্ত তারা । জানা যায় , নির্বাচনোত্তর সহিংসতায় পুলিশকে মারপিট করে অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় জেলার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি , বজরা ও কালিরভিটা গ্রামের ৩ শতাধিক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ । তবে অস্ত্র ছিনতাইয়ের সাথে জড়িত ২ অপরাধী গ্রেফতার এবং অস্ত্র উদ্ধার হলেও কাটেনি গণগ্রেফতার আতঙ্ক ।
না , এখন দেখি পাব্লিশ করসে . . . ধরা পড়ে যায়ে একজনের ঘাড়ে সব দোষ চাপানোর চেষ্টা চালাইতেসে মনে হয় . . .
, দরিদ্র মানুষকে দেখিয়ে শুধু টাকা নিয়ে আসা হয়েছে । বাংলাদেশের মানুষকে গিনিপিগের মতো ব্যবহার করা হয়েছে । তবে গরিব মানুষের রক্ত চুষে খেলে ধরা খেতে হয় । . . . . . . . . . . . . . . . . . . প্রধানমন্ত্রী বলেন , ১৯৯৮ সালে ব্যাংকটা বসে যাচ্ছিল । তখন সরকারের পক্ষ থেকে ৪০০ কোটি টাকা ঋণ দেওয়া হয় । কিন্তু এটাকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে , যেন ব্যক্তিসম্পত্তি । গ্রামীণফোন সম্পর্কে তিনি বলেন , ' প্রথম প্রথম আমিও ধোঁকায় পড়েছিলাম ।
কামরুল ভাই , শু্রুতে জানাচ্ছি ছালাম এবং শুভেচ্ছা । আপনি লিখেছেন " আপনি ফায়াফক্স আর আইডিএম যদি ব্যবহার করেন তাহলে যেকোন জায়গা থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন খুব সহজে । Adobe Flash ( মাত্র কয়েক মেঃবাঃ ) ডাউনলোড করে নিন । " আমি Adobe Flash ডাউনলোড করেছি । ফায়ারফক্স বন্ধ করে Inatall করেছি । Done এ ক্লিক করেছি । এরপর ফায়ারফক্স ওপেন করে আপনার দেওয়া " http : / / www . youtube . com / watch ? v = fGdUCMA6oQY " এই Link এ ক্লিক করেছি্ । কিন্ত ডান দিকের কোণায় Download this video ( আপনি ছবিতে দেখিয়েছেন ) বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও দেথতে পাচ্ছি না । ভাইয়া , পারছিনা বলেই বার বার জানতে চাচ্ছি । আমার সমস্যাগুলি আন্তরিকতার সাথে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আমি Pen drive দিয়েও Windows setup করতে পারি নাই । কোথায় যে ভুল হচ্ছে তা বুঝতে পারছি না । কিভাবে শুরু এবং শেষ করেছি এবং বায়োস সেটিং কি করেছি তা পরে ছবিসহ লিখবো ।
আমরা সবাই জানেন যে সাবরিনা ' র ব্লগটি ডয়েসে ভেলের বেস্ট ব্লগ ক্যাটাগোরিতে মনোনয়ন পেয়েছে । এতদিন সাবরিনার ব্লগ শীর্ষ স্হানে ছিল । আজ ভোটের শেষ দিন । আজ দেখলাম হঠাৎ করে Vahid Nikgoo নামক পার্সিয়ান ভাষার ব্লগটি সাবরিনার ব্লগকে টপকে শীর্ষস্হান দখল করে নিয়েছে । ভোটের ব্যবধান তেমন বেশি না । ৩৪ % আর ৩৩ % । তাই এই ক্যাটাগোরিতে সাবরিনাকে জিতাতে হলে আপনার . . .
ছোট ও বড়দের বিভিন্ন দলে খেলা অনুষ্ঠিত হয় এবং সাথে চলে রকমারি পিঠার মেলা ।
রাজনীতি বিভাগ : কাতার নিবাসী বিভিন্ন দেশের ২০ জন কুটনৈতিক ইরানের ফারস প্রদেশের নানাবিধ সম্ভবনা যাচাই করার জন্য এ প্রদেশের রাজধানী শিরাজ সফর করেছেন ।
বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকিবেন … … যিনি সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন ।
জরিপে অংশগ্রহণকারীদের জন্য থাকছে প্রযুক্তি বিষয়ক ই - ম্যাগাজিন " প্রযুক্তি কথন " - এর পরবর্তী সংখ্যা সরাসরি ইমেইলে পাবার সুযোগ । তো ঝটপট নিজে পূরণ করে দিন ফর্ম আর বন্ধুকের পাঠিয়ে দিন জরিপের লিংক ।
মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে বিনীত আবেদন , উল্লিখিত ইতিহাসের সত্যতা যাচাই সাপেক্ষে তা পাঠ্যবইতে স্থান দেয়া হোক । সেক্ষেত্রে আমরা নাহয় , " জন্ম হোক যথা তথা , কর্ম হোক ভালো " নীতিতে বিশ্বাস রেখে পুরো ইতিহাসটিকে মেনে নেবো ।
পৃথিবীর সব দেশেই এমন কিছু সেন্কচুয়ারী আছে যেগুলোতে সর্বসাধারণের প্রবেশ নিষেধ । পার্লামেন্টগুলোর কথাই ধরুন । তাই মক্কাতে যদি তেমন কোন ছোটখাট জায়গা থাকে তাহলে সমস্যা কোথায় ?
নাক গলানো পাঠকদের প্রতি অনুরোধ - এ প্রলাপগুলো শূন্যতার উদ্দেশ্যে লেখা - কোন হোমো স্যাপিয়েন্স এর পাঠ্য নয় । - মে , ৯৮ আসিফেরা আজ সকালে চলে গেল । ছেলেটা বড় অদ্ভূত । - জুলাই ২৪ , ৯৮ মানুষ এত কূটিল আর বদ মানসিকতার হতে পারে - ভাবা যায় না । - জুলাই ২৫ , ৯৮ গতকাল রেজাল্ট বের হওয়ার কথা ছিল - কিন্তু হয়নি - রোববার হতে পারে । - জুলাই ৩১ , ৯৮ কী করবো ভেবে উঠতে পারছি না । - আগস্ট ২০ , ৯৮ শরীর ভীষণ দুর্বল - খারাপ লাগছে সবকিছু । - সেপ্টেম্বর ১৪ , ৯৮ মাঝে মধ্যে ভাবি - কানের বা মস্তিষ্কে যদি সুইচ থাকতো । ইচ্ছেমত বন্ধ করে রাখতাম । এই কথাগুলো শুনতে হতো না তাহলে । - অক্টোবর ০১ , ৯৮ " কলেজে তুমিই একমাত্র ছাত্র , যে অহংকার করে ক্লাসে আসো নাই " - যোবদুল হকের সতর্কবাণী । - এপ্রিল ২৫ , ৯৯ সব কেমন বিচ্ছিন্ন লাগছে । গলায় প্রচন্ড ব্যথা - কথা বলতে পারছি না । - মে , ৯৯ পরীক্ষাটা শেষ হলো । হানিফ মিয়া - তুই একটা রাজাকার । - জুন ২৮ , ৯৯ স্ট্যান্ড করলেই মাথা কিনে নেয়া যায় নাকি ? ফিজিক্স বাদে সব পরীক্ষায় ফেল করবো । - জুলাই ০১ , ৯৯ মোসলেমউদ্দিন স্যার কে মনে পড়তেছে । - জুলাই ০৬ , ৯৯ আজকের দিনটায় তেমন বিশেষ কিছু ঘটে নাই । কিন্তু চারপাশে যা ঘটছে এবং আগামীতে যা ঘটবে - তার কোন কিছুই আমার নিয়ন্ত্রণে থাকবেনা - আমি জানি । - জুলাই ২৭ , ৯৯ জীববিজ্ঞান পড়তে হবে । কালকে পরীক্ষা আছে । - আগস্ট ১৯ , ৯৯ আজকে মকসুদুল স্যার আমাকে ৭ম বারের মতো নাম জিজ্ঞেস করেছে । লোকটা পাগল । - সেপ্টেম্বর ২০ , ৯৯ আজকের তারিখটা ক্যালেন্ডার দেখে লিখতে হলো । তার মানে দিন বা তারিখ মনে রাখছি না । কাল দেশদরদী বিএনপি র হরতাল । ভালই হলো - কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল লিখতে হলো না । বাইরে বৃষ্টি হচ্ছে । ভীষণ । - সেপ্টেম্বর ২৫ , ৯৯ - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - নোট : এবারে দেশে গিয়ে একটা পুরনো ডায়রি খুঁজে পেলাম । বিব্রত হওয়ার মতো নয় এরকম কিছু অংশ নিয়ে এই পোস্ট ।
পঞ্চভূত মনোহর প্রতিদিন ডেকে যায় চলে আয় , ধরাধাম যদি মনে হয় … . .
১ আলীগকে শুধু ভোট দেইনি । অন্যদেরও বলেছি । যেন নৌকায় ভোট দেয় । শুধু একটি কারণে । হাওয়া ভবনের ভয় । আমরা কোনভাবে চাইনি আরেকটি হাওয়া ভবন তৈরি হোক । এও জানি যে সহসা সামাজিক কাঠামোর কোন পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা নেই । সুতরাং হাওয়া ভবন থেকে নিস্তার পেতে অন্য অনেকের মতো আমিও নৌকায় ভোট দিয়েছি । এটি . . .
আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ । বুঝতে পারছি , আমার লেখাটি আপনাকে আহত করেছে । এ জন্য আমি সত্যিই দুঃখিত । আমি একটি একটি করে আপনার মন্তব্যের জবাব দেওয়ার চেষ্টা করব । ১ । আপনি বলেছেন , বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটা নাক সিঁটকানো ভাব আছে । সত্যিই কি তাই ? আমি নিজে কিন্তু তা মনে করি না । আমার ভাই - বন্ধু , আত্মীয় - স্বজনের মধ্যে অনেকেই বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে / করছে । সাধারণ মানুষ এসব বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি খারাপ ধারণাই পোষণ করে , তবে কেন তারা লাখ লাখ টাকা ব্যয় করে তাদের সন্তানদের সেখানে পড়তে পাঠাচ্ছে ? বেসরকারী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকগণ কি সাধারণ মানুষের অন্তর্ভূক্ত নন ? বরং আপনার কথা শুনে আমার মনে হয়েছে বেসরকারী বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনার নিজেরই এক ধরণের হীনমন্যতাবোধ রয়েছে , যা মোটেও ঠিক নয় । ২ । আমি প্রথমেই বলেছি , বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান নিয়ে আলোচনা - সমালোচনা করা এ লেখার উদ্দেশ্য নয় । আমার পুরো লেখায় আমি এ ব্যাপারে একটা কথাও লিখি নি । আমি আমার লেখায় শুধুমাত্র এসব বিশ্ববিদ্যালয়ের নামকরণের যৌক্তিকতা নিয়ে আলোচনা করেছি । আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোর নাম কেন বাংলা নয় , বরং কেন ইংরেজি ও বিজাতীয় , এ প্রশ্ন তোলা কি অসঙ্গত ? কই , কোন সরকারী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তো এ সমস্যাটি নেই । বেসরকারী বিশ্ববিদ্যালয় সম্পর্কে সামগ্রিকভাবে আমি অবশ্যই খারাপ ধারণা পোষণ করি না , নাক সিঁটকানো তো দূরের কথা । তবে আমার লেখাটি স্যাটায়ার - ধর্মী হওয়ার কারণেই আপনি সম্ভবত আমাকে ভুল বুঝেছেন । ৩ । আপনি বাংলাদেশ ইউনিভার্সিটির বিষয়ে প্রশ্ন করেছেন । যে অনুচ্ছেদে আমি এই বিশ্ববিদ্যালয়টির কথা বলেছি , দয়া করে সেটি আবার পড়ুন । আমার যুক্তি ছিল , কিছু কিছু টার্ম বা শব্দ , যেমন , জাতীয় , রাষ্ট্রীয় , ন্যাশনাল , স্টেট , ইত্যাদি কেবলমাত্র প্রকৃত অর্থে জাতীয় ও সরকারী প্রতিষ্ঠানের জন্যই সংরক্ষিত থাকা উচিত । মাত্র চার - পাঁচটি বিভাগ / অনুষদ ও দুই - আড়াই হাজার ছাত্রছাত্রীবিশিষ্ট কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের নাম কী করে পুরো দেশের নামের প্রতিনিধিত্ব করতে পারে , বলবেন কি ? নাম শুনে বিদেশিরা তো ভাবতে পারে , এটিই দেশের প্রধান বিশ্ববিদ্যালয় । কোন বেসরকারী এয়ারলাইন্সের নাম কি বাংলাদেশ এয়ারলাইন্স হওয়া যুক্তিযুক্ত ? অথচ দেখুন , দেশের প্রধান বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ও শুধুমাত্র এর অবস্থান ঢাকা শহরের নাম প্রকাশ করছে । ৪ । আপনি ভিক্টোরিয়া ও রয়াল ইউনিভার্সিটির কথাও তুলেছেন । আমি নিজে ভিক্টোরিয়া নামের একটি কলেজের ছাত্র ছিলাম এবং আমি এর ঔপনিবেশিক প্রেক্ষাপটের কথা জানি । রাণী ভিক্টোরিয়ার নামে ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় আছে অস্ট্রেলিয়া , নিউজিল্যাণ্ড , কানাডাসহ কয়েকটি দেশেও , যে দেশগুলো একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল । তাছাড়া বেসরকারী ভিক্টোরিয়া ইউনিভার্সিটির ' রাজকীয় ' লোগোটি কি আপনি দেখেছেন ? আর রয়্যাল ইউনিভার্সিটির ' রয়্যাল ' শব্দটির অর্থও নিশ্চয়ই আপনার অজানা নয় । বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের নাম কোন্ যুক্তিতে ' রাজকীয় ' হবে ? এ প্রশ্ন করা কি অযৌক্তিক ? ৫ । আপনি আমেরিকার কয়েকটি ' ইন্টারন্যাশনাল ' বিশ্ববিদ্যালয়ের নাম বলেছেন । বিশ্বের সেরা দশটি , এমনকি একশটি বিশ্ববিদ্যালয়ের তালিকায় কি এদের নাম আছে ? আবার প্রথম দশ কিংবা একশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কয়টির নামের সাথে ' ইন্টারন্যাশনাল ' কথাটি আছে ? সবচেয়ে বড় কথা , আমাদের যে আটটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের নামের সাথে ইন্টারন্যাশনাল যুক্ত আছে , এরা কোন্ কোন্ দিক থেকে আন্তর্জাতিক , বলবেন কি ? ৬ । আপনি বলেছেন , আমি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ' কালো তালিকা ' করেছি । তাদের অযৌক্তিক নামের সমালোচনা করার মানে কি ' কালো তালিকা ' তৈরি করা ? বেশি হয়ে গেল না ? ৭ । আমি কিন্তু এসব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মান সম্পর্কেও কিছু বলি নি । অথচ আপনি নিজে নিজেই তাদের ' গোবরমাথা ছাত্র ' বললেন এবং এমন মন্তব্য করে আপনি নিজেই কিন্তু নিজের বিশ্ববিদ্যালয় সম্পর্কে আবারও সেই হীনমন্যতা প্রকাশ করলেন । ৮ । বেসরকারী বিশ্ববিদ্যালয়ের নামকরণের জন্য আমি কি ছাত্রদের কোনভাবে দায়ী করেছি ? বরং আপনি নিজেই অহেতুক এ ব্যাপারে ছাত্রদের প্রসঙ্গ টানলেন । এ জন্যই কিন্তু আমি লেখার প্রথমেই বলেছি , কেউ যদি এটি পড়ে ' নিজে নিজে ' দুঃখ পায় , তবে আমার কিছু করার নেই । ৯ । বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান সম্পর্কে আমি কিছু বলতে চাই নি । কিন্তু আপনি যেহেতু প্রসঙ্গটি টেনে আনলেন , সেহেতু এবার এ সম্পর্কে আমার মতামত শুনুন । কয়েকটি বেসরকারী বিশ্ববিদ্যালয় এখন শিক্ষার মানের দিক থেকে অনেক সরকারী বিশ্ববিদ্যালয়ের চেয়েও ভাল । যেমন , নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যে কিছু কিছু ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কেও পেছনে ফেলে দিয়েছে , তা আর অস্বীকার করার উপায় নেই । আজকাল তাই চাকুরির বাজারে ঢা বি ' র আই বি এ ' র ছাত্রদের পাশাপাশি নর্থ সাউথের ছাত্রদের চাহিদাও খুব চোখে পড়ছে । এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় যে খুব দ্রুতই উঠে আসছে , তাতে কোন সন্দেহ নেই । শুধু পড়াশোনা নয় , বরং প্রোগ্রামিং , বিতর্ক , ব্যবসা প্রকল্প , ইত্যাদি বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাফল্য এখন চোখে পড়ার মত । আপনি হয়ত দেখেছেন , এবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এম আই টি ' তে পড়ার সুযোগ পেয়েছে । এটি যে কত বড় একটি সাফল্য , তা কি চিন্তা করা যায় ! অথচ দেখুন , এই বিশ্ববিদ্যালয়ের নামটিও একটি এনজিও ' র নামে । এটি কতটুকু যৌক্তিক ? তাই বলব , সরকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেমন ভাল খারাপ আছে , তেমনি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যেও আছে । শিক্ষা জিনিসটা যে কিছু কিছু বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কাছে শুধুই ' বাণিজ্য ' এবং কিছু কিছু ছাত্রের কাছে শুধুই ' সার্টিফিকেট সংগ্রহ ' , তা কি আপনি অস্বীকার করতে পারবেন ? ১০ । আমাদের বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে সুন্দর স্বনামে ও সুনামে প্রতিষ্ঠিত হোক , এটিই ছিল আমার লেখার মূল সুর । এই লেখার সর্বশেষ অনুচ্ছেদটি মনোযোগ দিয়ে পড়লে আপনি তা অনুধাবন করতে পারতেন । স্যাটায়ার - ধর্মী হওয়ায় লেখাটির ইতিবাচক দিকটি হয়ত তেমনভাবে প্রতিফলিত হয় নি । লেখক হিসেবে এটি আমার ব্যর্থতা । আর আপনাকে দুঃখ দেওয়ার জন্য আমি আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ।
রাত ২ - ৪৭ মি . । ফেব্রুয়ারিতে মাকে চিকিৎসার জন্য ভারতে নেওয়া হল ; মার অবস্থা তখন অবনতির পথে , সামনে আমার এস . এস . সি . পরীক্ষা - নিজেকে ভুলিয়ে রাখার একটা ভালো উপলক্ষ পেয়েছিলাম ।
১৯তম জাতীয় টিকা দিবসের উদ্বোধন - ২০২১ সাল নাগাদ শিশু ও মাতৃমৃত্যু কমিয়ে আনার ঘোষণা প্রধানমন্ত্রীর
এসময় নৌ - পরিবহন মন্ত্রী বলেন , " বর্তমান সরকার দেশের নৌ - পথকে সচল ও সুগম করতে চেষ্টা করে যাচ্ছে । দক্ষিণাঞ্চলের নৌ - পথের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার । " চট্টগ্রামের সাথে খুলনার যোগাযোগ সহজ করতে ভোলা - লক্ষ্মীপুর রুটে ফেরির সংখ্যা বাড়ানো ও দিবা - রাত্রি ফেরি চলাচল নিশ্চিত করার আশ্বাস দেন মন্ত্রী ।
প্রত্যেকেই তার আগের পোষ্টদাতার ব্যাপারে কিছু লিখবেন । অবশ্যই মজাদার , চমকপ্রদ , গোপন তথ্য ফাস বা বিশেষ কোন গুনাবলী অথবা যেকোন কিছু । তবে ব্যক্তিগত আক্রমন , কটাক্ষ বা ব্যংগ করে নয় কিন্তু । আর এই টপিকে অফটপিক নিষিদ্ধ । যেমন আমার পরে সামিউল ভাই লিখলেন : জিয়াভাই দেশে আসার জন্য কান্নাকাটি করছেন । তারপর ভবঘুরে লিখল : সামি ভাই এখন কবিতা লিখায় মন দিয়েছেন । তারপর কাতার ভাই লিখলেন : ভবঘুরে এত ঘোরাঘুরির সময় পায় কই ?
মহানগর আওয়ামী লীগ এ উপলক্ষে সকাল ৯ টায় পুষ্পার্ঘ অর্পণ ও ১০ টায় আলোচনা সভার আয়োজন করেছে ।
একটু অপেক্ষা করেন । হিসেব ধরে ধরে বিষয়টা আরো বিস্তারিত লিখব ।
দূর থেকে শিয়ালের ডাক আর গ্রামের লোকেদের চিৎকারে বিলুর ঘুম যখন ভাঙ্গে চাঁদ তখন মাঝ আকাশে । চারিদিক ধুয়ে যাচ্ছে জ্যোৎস্নায় । সবার মাঝ থেকে আম্মার ডাক শোনা যাচ্ছে , " বিলু , ও আমার বিলু রে … . ! ! "
Freedom From Religion Foundation - এর সাইটে নিজের নাম - পরিচয় - ছবিসহ একেবারেই ব্যক্তিগত নাস্তিক্যবাদী বিলবোর্ড জেনারেটর বসানো হয়েছে ।
৪০ বছর আগে বরগুনা , পটুয়াখালি , বরিশাল , ভোলা , পিরোজপুর , মাদারিপুর থেকে ঢাকায় আসতে হতো লঞ্চে নয়তো স্টিমারে । তখন কেউ - ই ভাবেনি যে সড়ক পথে যাওয় যাবে । আর এখন ? নদী পথের লঞ্চ - স্টিমারের কথা ভোলতে বসেছে দক্ষিণ বাংলার তামাম জনতা । স্টিমার কিংবা লঞ্চে এখন খুব কম সংখ্যক লোকই ওঠেন । এর কারণ , লঞ্চ , স্টিমারে যথেষ্ট সময় লাগে । পিরোজপুর হতে সকাল ৭টার বাসে উঠলে ঢাকার সায়দাবাদ বাসস্ট্যান্ড মাত্র ৬ ঘণ্টা
আলতাব বলেছেন : জেনারেশন৭৫ বলেছেন : হাসিনার এ এরকম কান্ড দেখে লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে । একটা দেশের একজন প্রধানমন্ত্রী অন্য একটা দেশের হবু মুখ্যমন্ত্রীকে কিভাবে শুভেচ্ছা দেয় । উনি কি নিজেকে বাংলাদেশের মুখ্যমন্ত্রী ভাবেন ! ! সহমত
নিউজডেস্ক , বাংলাদেশনিউজ২৪x৭ . কম আগামী বছরই আফগানিস্তান থেকে ব্রিটিশ সেনারা যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরতে শুরু করবেন । সোমবার এক ঝটিকা সফরে আফগানিস্তান পৌঁছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ ঘোষণা দেন । আফগানিস্তানের পরিস্থিতি সরেজমিনে মূল্যায়ন করতে ক্যামেরন সেখানে গেছেন বলে ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে । তবে বিবিসি ' র রাজনীতি - বিষয়ক উপসম্পাদক জেমস ল্যান্ডেল বলেছেন , বড়দিনের আগে আফগানিস্তান সফর করাটা ব্রিটিশ প্রধানমন্ত্রীদের জন্য নিয়মিত ব্যাপার হয়ে উঠেছে । ক্যামেরন তার পূর্বসূরির মতোই আফগানিস্তানে কর্মরত ব্রিটিশ সেনাদের ধন্যবাদ জানাতে সে দেশে গেছেন । ক্যামেরন আফগানিস্তানে বলেছেন , তালেবানদের বিরুদ্ধে অগ্রগতি এবং আফগান সেনা ও পুলিশের প্রশিক্ষণ সে দেশ থেকে ব্রিটিশ সেনা প্রত্যাহারে তাকে আশাবাদী করে তুলেছে । গত মাসে ক্যামেরন ব্রিটিশ এমপিদের কাছে ২০১৫ সালের মধ্যে আফগানিস্তান থেকে ব্রিটিশ যুদ্ধ সেনাদের প্রত্যাহারের বিষয়ে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন । মূলত , তার সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের প্রেক্ষাপট মূল্যায়ন করতেই এ সফর । বর্তমানে আফগানিস্তানে ১০ হাজারেরও অধিক ব্রিটিশ সেনা কর্মরত রয়েছেন । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / নিউজডেস্ক / এমএসএ / এসএ .
এসব গুরুত্বের কারণে সব স্থানীয় সরকার আইনকে পুনর্বিন্যাস করা আজ জরুরি । পুনর্বিন্যাসের ক্ষেত্রে কার্যকর স্থানীয় সরকারের বৈশিষ্ট্যগুলো স্নরণ রাখা প্রয়োজন । স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো হলো : প্রথমত , স্থানীয় সরকারও একটি সরকার , তাই স্থানীয় সরকারব্যবস্থা হতে হবে স্বায়ত্তশাসিত । দ্বিতীয়ত , স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ আইনানুযায়ী নির্বাচিত স্থানীয় প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হতে হবে , জাতীয় সংসদ সদস্যদের দ্বারা নয় । তৃতীয়ত , ' স্থানীয় শাসন ' - এর দায়িত্ব যথাযথভাবে পালন করতে হলে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ দায় - দায়িত্ব থাকতে হবে ( অনুচ্ছেদ ৫৯ ) । চতুর্থত , এ সকল প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সম্পদের জোগান থাকতে হবে । পঞ্চমত , এগুলোর মাধ্যমে প্রশাসনের সকল পর্যায়ে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হতে হবে । ষষ্ঠত , এগুলোতে সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠীর , বিশেষত নারী , কৃষক ও শ্রমিকের অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করতে হবে ( অনুচ্ছেদ ৯ ) । সপ্তমত , স্থানীয় সরকার প্রতিনিধিদের জনগণের কাছে দায়বদ্ধতার বিধান থাকতে হবে । অষ্টমত , স্থানীয় সরকারের প্রত্যেকটি স্তর হতে হবে স্বাধীন , অর্থাৎ পরস্পরের নিয়ন্ত্রণমুক্ত । উল্লেখ্য যে এসব বৈশিষ্ট্যের অনেকগুলোই কুদরত - ই - এলাহী পনির মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে উল্লিখিত আছে এবং এগুলোর আলোকেই আইনের পুনর্বিন্যাস করতে হবে ।
পৃথিবীর প্রতিটি দেশেরই জাতীয়পশু রয়েছে । ধরন আপনাকে যদি বলি বাংলাদেশের জাতীয় পশু কি ? আপনি বলবেন রয়েল বেঙ্গল টাইগার । ১০০তে ১০০ পেয়ে পাশ । এবার যদি জানতে চাই , বাংলাদের জাতীয় প্রাণীগুলি কি কি ? পাখির নাম দোয়েল , মাছের নাম ইলিশ এই পযর্ন্ত বলে যদি থেমে যান তাহলে ফুল মার্ক পাবেন না । এই তালিকাতে আরো একটি প্রাণী রয়ে গেছে . . . . . . . . .
- দেশের প্রচলিত আইন ভঙ্গ করে বা দেশের ক্ষতি করতে পারে এমন কোন তথ্য প্রদান
প্যারিসের পুলিশসূত্রে জানা গেছে যে , পাশাপাশি একটি মেট্রো স্টেশনেও একই ব্যবস্থা নেয়া হয় ।
@ ইলিয়াস - ঝরে না পড়ারই চেষ্টায় থাকব । জানি না , কতদূর কি করতে পারব । ধন্যবাদ ।
কি কোড দিলা অয়ন . . ! ! ! ! ! এইটা রান করার পরতো আমার উপরের নিচের দুই প্যানেলই গায়েব হইয়া গেল । এখন কি করব ?
রয়টার্স ' র এক সাংবাদিক মাঝরাতে পথে বেরিয়েছিলেন ৷ পুলিশ বললো , ' ' কী করছেন এখানে ? জানেন না , এটা আমাদের সময় ? এসময় শুধু অপরাধীরা পথে বেরোয় ৷ " বিদ্যুৎ ঘাটতি লেগেই আছে ৷ কিন্তু এই পরিস্থিতি সত্ত্বেও নতুন রাষ্ট্রের জন্মের আশায় উৎসাহ - উদ্দীপনায় ভরপুর সেখানকার মানুষ ৷ চারিদিকে ধুলো উড়ছে ৷ দেখেই বোঝা যায় , একেবারে শুরু থেকে গড়ে নিতে হবে নতুন রাষ্ট্রকে ৷
স্টিফেন ইভান্স : এটি ঠিক যে এদেশে একটি ক্ষুদ্র গোষ্টি সব সময়ই চরমপন্থা বা একস্ট্রিমিজমকে লালন করেছে । কিন্তু সার্বিকভাবে এদেশের মানুষ সব সময়ই গণতন্ত্রের পক্ষে । একটি উদারপন্থী গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশ তার ভাবমূর্তি গড়তে সক্ষম হয়েছে । সুতরাং , এ দেশে মৌলবাদের উত্থান গঠছে এমনটি ভাবার অবকাশ নেই ।
এক সময় সারা দুনিয়ার জলপথ দাপিয়ে বেড়িয়েছে জলদস্যুরা । বাণিজ্য জাহাজ , যাত্রী জাহাজ কারো নিস্তার ছিল না এই জলদস্যুদের হাত থেকে । মুহূর্তের মধ্যে তারা লুটে নিতো বণিক - সওদাগর আর নিরীহ যাত্রীদের ধন সম্পদ । এমন কি সুযোগ পেলে এক দল জলদস্যু অন্য দলের ওপর ঝাঁপিয়ে পড়তেও দ্বিধা করতো না । সেই মুর্তিমান আতঙ্কের সত্যি ঘটনা নিয়ে চলবে এই ধারাবাহিকটি । তোমাদের সঙ্গে থাকবে দুর্দান্ত সাহসী রগচটা রোজার আর তার বন্ধু ইতিহাসের পন্ডিত ফ্রায়ার মিল । তারাই তোমাদের নিয়ে যাবে ইতিহাসের সেই সব কুখ্যাত জলদস্যুদের কাছে । এবারের পর্ব ভয়ঙ্কর জলদস্যু ব্ল্যাক বিয়ার্ডকে নিয়ে ।
ধর্ম ব্যবসায়ী এবং ' ৭১ এর যুদ্ধাপরাধী রাজাকার - আলবদরদের পুনর্বাসন এবং দেশের স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা - স্মৃতি মুছে দেয়ার একটি মহাপরিকল্পনা তৈরী করেছিল , খন্দকার মোশতাক ও সামরিক একনায়ক জিয়াউর রহমান , তাদের গোটা শাসনামল জুড়ে ।
পাকিস্তান নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যাথা নেই । কিন্তু পাকিস্তানের এদেশীয় প্রেমিকদের নিয়ে খুব দুশ্চিন্তা হয় । এদেশের নিরক্ষর ভন্ড উগ্র ইসলামী শক্তি বাংলাদেশকে জেগে ঘুমিয়ে তালেবানী রাষ্ট্র বানাবার স্বপ্নে বিভোর । তারা ইসলামের কোন উপকার করতে না পারলেও বাংলাদেশের বারোটা বাজিয়ে দিতে ওস্তাদ ।
তির্যক বলেছেন : আগামী খেলার আগে তাইলে জেনিফার লোফেজকে আনা হোক , যদি সমর্থন করেন তবে হ্যা ব্লেন , না করে থাকলেও হ্যা বলেন ।
ফোরামটা হয়ে উঠুক ছাত্র , অ্যালামনাই এবং ফ্যাকাল্টিদের মধ্যে একটা চমৎকার যোগসূত্র । বুয়েটের একটা গ্রুপ মেইল ( বুয়েটিয়ান ইয়াহু গ্রুপ ) এভাবে একটা দারুন প্রভাব বিস্তার করেছে বুয়েটের অনেক ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়াকে । কোডা বিষয়ে আলোচনার জন্যও সাব - ফোরাম রাখতে পারেন ।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা , উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা . আব্দুল কুদ্দুছ , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী আমজাদ দপ্তরী প্রমুখ ।
রূপকাদি অলঙ্কার অন্যের দ্বারা বিচিত্র ( হু ) ভাবে বর্ণিত , প্রেয়সীর মুখ স্বভাবসুন্দর ( কান্ত ) হলেও অলঙ্কার ব্যতীত তার সৌন্দর্য প্রকাশ পায় না । ভামহের বিবেচনায় অলঙ্কারই কাব্য এবং কাব্যের কাব্যত্ব অলঙ্কার সংযোগেই সৃষ্ট হয় । তিনি আচার্য ভরত ব্যাখ্যাত রসকেও অলঙ্কার বলে গণ্য করেন । সাহিত্যের অন্যতম মাধ্যম বয়ানসর্বস্ব পদ্য ' র ক্ষেত্রে এই অলঙ্কারবাদ বহুল প্রযোজ্য হলেও কবিতার অন্তর্গত স্বরূপ বিশ্লেষণে অক্ষমতার জন্য শেষপর্যন্ত এই তত্ত্ব পণ্ডিত মহলে আদৌ স্বীকৃত হয়নি ।
ইতিহাস আয়োজিত সাজানো মেলায় আলোয় দাঁড়াবো বলে যখন খোকন যায় আরো দূরে যতদূরে আমার দুর্বল দৃষ্টি চলে না , তখন কেঁদে বলি , তুই চলে গেলে অন্ধকার অপমান নিঃসঙ্গতা এইসব রেখে তুই চলে গেলে খোকা আমার কী থাকে বল যখন কান্নায় ভেঙ্গে পড়ি হঠাৎ তখন সন্তানের সেই দৃষ্টি ফেরায় আমার চোখে , বলে ' পিতার গৌরব
( সর্বপ্রথম সচলায়তনে প্রকাশিত ) অনেকগুলো লেখা মাথায় ঘুরছে । লেখার জন্য ফাইল খুলে সেভ করে রেখেছি কিন্তু নানা ব্যস্ততায় লেখা হয় না । কিন্তু এই ঘটনাটা চেপে রেখে দেরি করা ঠিক হবে না মনে হলো । গতপরশু ( ৩০শে এপ্রিল ২০১০ , শুক্রবার ) দুপুরে আমার শাশুড়ির মোবাইল ফোনে ( গ্রামীন ) অপরিচিত নম্বর ( 01749 872178 ) থেকে একটা কল আসে । ফোনকারী বলেন যে আপনি খুব লাকি , গ্রামীন ফোন একটা প্রমোশনের জন্য তাঁদের সমস্ত সাবস্ক্রাইবারদের মধ্য থেকে লটারি করেছে , এতে আপনি ৩য় হয়েছেন । আপনি পুরস্কার হিসেবে ১৬৯০০ টাকার টকটাইম পাচ্ছেন । আপনার মোবাইল থেকে ব্যালেন্স চেক করে দেখুন যে টাকাটি পেয়েছেন কি না । পেয়ে থাকলে যত দ্রুত সম্ভব আমাদেরকে জানান । যদি ১ম ২য় যারা হয়েছেন তাঁদের আগে আপনার কাছে থেকে কল পাই , তবে আরও পুরস্কার আছে । শাশুড়ি * ৫৬৬ # চেপে ব্যালেন্স চেক করে দেখেন যে আসলেই ব্যালেন্সে ১৬৯০০ টাকা যুক্ত হয়েছে । ফোন করে জানালেন । তখন ওপাশ থেকে বলে আপনি আসলেই খুব লাকি কারণ আপনি সবার আগে এটা জানিয়েছেন , এতে পুরস্কার হিসেবে একটা মোটরসাইকেল পেয়েছেন । শাশুড়ি জিজ্ঞেস করলেন এই ১৬৯০০ টাকা কি ক্যাশ করা যাবে . . . উত্তরে জানালো - না করা যাবে না , তবে দুই বছর পর্যন্ত এই ব্যালেন্স ব্যবহার করা যাবে । এরপর বললেন যে বুঝতেই পারছেন যে আমি একজন বয়স্ক মহিলা . . . আমি মোটরসাইকেল দিয়ে কী করবো ? উত্তরে জানালেন যে আপনি এর বদলে ২ লাখ ৬৫ হাজার টাকার ক্যাশও নিতে পারেন । তবে এর আগে একটা কাজ করতে হবে । শাশুড়ি আম্মার মনে একটু সন্দেহ দোলা দিচ্ছিলো , কিন্তু ব্যালেন্স চেক করাতে গ্রামীন ফোনেরই অফিসিয়াল কিছু বলে হালকা বিশ্বাস করা শুরু করেছিলেন । কিন্তু যেই আরেকটা কাজ করতে হবে শুনলেন তখনই আবার সন্দেহটা গাঢ় হলো যে : নাহ্ এটা ফ্রড কেস মনে হচ্ছে । বিস্তারিত জানতে চাইলে বললো যে আপনাকে ৯ হাজার টাকা জমা দিতে হবে এখুনি । শাশুড়ি আম্মা জিজ্ঞেস করলেন যে , টাকা কেন ? . . . . গ্রা . ফো . : . . . আরে বুঝলেন না , এসব কাজে সরকারি ভ্যাট আছে না । ওসব খরচ তো আপনাকেই দিতে হবে । শা . আ . : আমি আগে হাতে টাকা পাই , তারপর না ভ্যাট দিবো । হাতে টাকা না আসলে ভ্যাট কোত্থেকে দিবো ? গ্রা . ফো . : . . . এইতো বেশি বুঝতে শুরু করেছেন । টাকাটা যতদ্রুত সম্ভব জমা দিতে হবে । শা . আ . : আমি এখন টাকা দিবো কোত্থেকে । আজ শুক্রবার , আগামীকাল ১লা মে বাদ দিয়ে আগামী রবিবারে ব্যাংক খুললে পরে টাকা তোলা যাবো , তার আগে টাকা দেয়া অসম্ভব । গ্রা . ফো . : বাসায় টাকা আছে কত ? শা . আ . : এই ধরেন হাজার দেড়েক আছে বাজার খরচের জন্য । গ্রা . ফো . : ঐটাই জমা দেন । এখুনি ফ্লেক্সি করে পাঠিয়ে দেন . . . আমরা যেন প্রসেসিং শুরু করতে পারি । শা . আ . : কিন্তু . . . . গ্রা . ফো . : এই ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে ১২১এ ফোন করেন । ওখানেই বিস্তারিত ভাবে মেসেজ শুনতে পারবেন । তখন কল দিলেন ঐ নম্বরে । যথারীতি একটা অটোমেটেড কন্ঠ বিভিন্ন অপশন দেয়া শুরু করলো . . . অমুক জানতে চাইলে ১ চাপুন ; মটরসাইকেল সম্পর্কে জানতে চাইলে . . . . . . বিরক্ত হয়ে ফোন কেটে দিলেন । সাথে সাথে ওপাশ থেকে ফোন করে ঝাড়ি : ফোন কেটে দিলেন ক্যান ? এজন্য মানুষের উপকার করতে হয় না । শা . আ . : আচ্ছা কিভাবে কী করতে হবে এটা আমার হাজবেন্ডকে বলেন । এরপর ওরা আমার শ্বশুর সাহেবকে অনেককিছু বুঝালেন । শ্বশুর সাহেবও ফ্লেক্সি করতে বেরিয়েছেন এমন ভাব নিয়ে রাস্তায় গেলেন যেন ঐপাশের লোক রাস্তার গাড়ির শব্দ শুনতে পায় । ফোনে বললেন , ফ্লেক্সি করার লোক ভেতরে গেছে কী একটা আনতে , আপনি বরং কোন নাম্বারে পাঠাতে হবে সেটা বলেন । অপর দিক থেকে নম্বর দিল ( 01928 908707 ) । শ্বশুর সাহেব ফোন কেটে দিলেন । কিছুক্ষণ পর ঐদিক থেকে আবার ফোন করে শাশুড়িআম্মাকে ঝাড়ি . . . . . . আপনার হাজবেন্ড একটা ফাউল লোক . . . ( গালিগালাজ ) । ফোন কেটে দেয়া হলো । অবাক ব্যাপার হলো , কিছুক্ষণ পর একাউন্ট চেক করে দেখা গেল সেই ১৬৯০০ টাকা নাই । শুধু শুধু এই ফোন টোন বাবদ ৩০ টাকার টকটাইম গচ্চা । ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না । কিন্তু শুধু শুধু বানিয়ে মিথ্যা বলার এবং হোক্স ছড়ানোরও কোনো প্রয়োজন নাই । যে নম্বর থেকে ফোন এসেছিলো আর যেখানে ফ্লেক্সি পাঠাতে বলা হয়েছিলো , সেই নাম্বারগুলো লেখা আছে শ্বশুর আব্বার কাছে । রাতে উনি ( এবং আমি ) বাসায় ফিরলে সেগুলো এই পোস্টে যুক্ত করে দেবো । আমার কাছে অবাক লাগলো যে এটা কীভাবে সম্ভব ! গ্রামীন ফোনের কিছু কি হ্যাক করে এমন ফ্রড করা সম্ভব . . . নাকি . . . কর্তৃপক্ষের অগোচরে ভেতরের কিছু লোক এমন কারবারের সাথে জড়িত ? = = ব্যাপারটায় সচেতন থাকা দরকার । আর এইরকম ঘটনা বিচ্ছিন্ন নয় । আমার আগের মাঝরাতে ব্যাপক বিনোদন নামক পোস্টেও মুঠোফোন দিয়ে একই রকম সমস্যার কথা জানিয়েছিলাম । টেকনিক্যাল কারণে ( ব্যালেন্স পরিবর্তন , কল সেন্টার ) এই ঘটনাটা আগের ঘটনাগুলোকে ছাড়িয়ে গেছে । = = এর আগে ( বছরখানেক হতে পারে ) এক চ্যাংড়া মিস কল দিয়ে দিয়ে শাশুড়ি আম্মাকে জ্বালাতো । একবার কল ব্যাক করে ঝাড়িও দিয়েছেন । বাসায় এসে আমাকে বললো দেখতো বাবা . . . এটার একটা বিহিত করা যায় কি না । আমি তখন দেখি যে ওটা মধ্যপ্রাচ্যের একটা নাম্বার । আম্মাতো নাম্বার খেয়াল না করেই কলব্যাক করেছেন ! . . . . . . . . . শুনে আম্মার রিয়্যাকশন : তাইতো বলি আমার ২০০ টাকা এ্যাত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কীভাবে ! = = আরেকবার ( কয়েক বছর আগে ) শ্বশুরের বাসার ল্যান্ডফোনে এরকম মিষ্টি কণ্ঠের নীহারিকা নামক মেয়ে ফোন করে পুরস্কার জেতার কথা জানিয়েছিলো ( আমিই সেই ফোন রিসিভ করেছিলাম ! ) । পরদিন যাওয়ার জন্য একটা ঠিকানাও দিয়েছিলো । কিন্তু কে আর সেধে সেধে অপহৃত ( মুক্তিপণ দাবির শিকার ) হতে যায় ! = = ২০০৩ সালে আমার তৎকালীন অফিসে ( গণপূর্ত ) ফোন করে এক সন্ত্রাসীর ( কালা জাহাঙ্গীর ) নামে চাঁদা চেয়েছিলো । অনুনয়ের সুর শুনে আমি ঠিক সন্দেহ করেছিলাম । আমি উল্টা ওনার কাছে আর্থিক সাহায্য চেয়েছিলাম । এর সপ্তাহখানেক পরেই পেপারে এরকম দুই ফ্রড গ্রেফতারের ঘটনাও বের হয়েছিলো ।
ওয়েব এডমিন বলেছেন : রাজনীতি হওয়া উচিত জনগনের কল্যাণের জন্য । অথচ কীসের কী এই সত্য কথাটি আমাদের রাজনীতিবিদরা ভুলে যান । রাজনীতিকে তারা ব্যাবস্যা হিসাবে নিয়েছেন . . . . . . সুতারাং ব্যাবস্যা থেকে তারা প্রোফিট নেয়ার চেষ্টা করবেই ! !
ফিনল্যান্ডের মোবাইল ফোন জায়ান্ট নকিয়া সম্প্রতি ১৮ ক্যারেট সোনার মোড়ানো নতুন একটি হ্যান্ডসেট বাজারে আনছে । অরো নামের এই হ্যান্ডসেটটি সিমবিয়ান অপারেটিং সিস্টেমে চলে । স্বচ্ছ স্ফটিক বসানো কি এবং স্কটল্যান্ডের ক্যালেডোনিয়ান চামড়ার কাভারসহ এই হ্যান্ডসেটটিতে ব্যবহৃত হয়েছে সিমবিয়ান অপারেটিং সিস্টেমের সাম্প্রতিক সংস্করণ অ্যানা । খবর টাইমস অফ ইন্ডিয়া - এর । সংবাদমাধ্যমটি জানিয়েছে , নকিয়ার অরো নামের এই হ্যান্ডসেটটিতে আরো রয়েছে পেন্টাব্যান্ড রেডিও , থ্রিজি , ওয়াই - ফাই সংযোগ । এ ছাড়াও ৩ . ৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের এই মোবাইল ফোনটির ক্যামেরা ৮ মেগাপিক্সেল - এর । এতে ৭২০ পিক্সেলে ভিডিও করা যায় । এতে রয়েছে ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরিসহ মাইক্রোএসডি কার্ড স্লট । নকিয়া রাশিয়ার জেনারেল ম্যানেজার গ্যাব্রিয়েল স্পেরাটি জানিয়েছেন , ১৮ ক্যারেট সোনায় মোড়ানো এই হ্যান্ডসেটটির কভার দাগ বা আঁচড় প্রতিরোধী । এটির কি হিসেবে ব্যবহার করা হয়েছে স্বচ্ছ ক্রিস্টাল । ফলে একে স্বচ্ছ কাঁচের চেয়েও ৮ গুন ঝকঝকে দেখায় । জানা গেছে , নকিয়া অরো হ্যান্ডসেটটি এ বছরেই ইউরোপ , চীন , মধ্যপ্রাচ্যে পাওয়া যাবে । হ্যান্ডসেটটির দাম পড়বে ৮০০ ইউরোরও বেশি ।
হা হা হা . . . নাহ , এটা আসলে এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ । প্রথমত আমি ' যথাশব্দ ' নামের ঐ বইটার উপরে কৃতজ্ঞ . . দ্বিতীয়ত আমার কম্পিউটারের উপরে । সত্যি কথা বলতে কি কম্পিউটারে বাংলা লিখতে গেলে ধরা পরে আমরা বাংলা লেখায় কত ভুল করি । এমনি কিন্তু খুব একটা চোখে পড়ে না । অন্তত আমার বেলায় . . . .
ঢাকা , ২৪ জুন : সুপার স্টার আমির খানকে " কে হবে বাংলার কোটিপতি " নামক গেম শোতে খুব শিগগির দেখা যাবে । " কৌন বানেগা . . . বিস্তারিত »
পোষ্ট করেছেন : ৪৫ টি মন্তব্য করেছেন : ২১৮৬ টি ব্লগ লিখছেন ০ বছর ৭ মাস ২৮ দিন ব্লগটি দেখা হয়েছে : ৫১৯৮ বার
নীল ভাই , বিস্তারিত লিংক সহ দেয়া আছে , যেন কেউ না বলে যে এটা কোথাও থেকে না বলে নেয়া হয়েছে । নেয়ার মূলত কারন হলো - শেয়ারের জন্য বলা হয়েছিল নতুবা কখনোই কপি পেষ্ট করতাম না । যদি আপত্তি থেকে থাকে নামিয়ে নেয়া যাবে ।
পরে স্কুল কতৃপক্ষ অসুস্থ ছাত্রীদের অভিবাবকদের খবর দিয়ে বাড়ি নিয়ে যেতে বলে স্কুল বন্ধ ছুটি ঘোষণা করেন ।
আমার প্রথম পোস্টে প্রথম মন্তব্যকারী হিসেবে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা কাওছার ভাই । ঠিক এই রকম সাহসী একটা বক্তব্যই আশাই করছিলাম । পিছুটান রইল না । আমি আমার ইতি কর্তব্য বুঝে গেছি । ধন্যবাদ কাওছার ভাই আপনার চমৎকার মন্তব্যের জন্য । ভাল আছেন নিশ্চয়ই ?
লেখক বলেছেন : আপনি কি গাধার জন্ম , যে গাধার কথা লিখছেন , আমি গাধার জন্ম নই এবং আমি গাধা নই ।
এখানে একটি কথা বলা প্রয়োজন , তাহলো স্ত্রীর প্রতি স্বামীর সন্দেহপরায়নতার যদি কোন কারণই না থাকে , অর্থাৎ স্ত্রী যদি সত্যিই সন্দেহজনক কোন কাজ না করে থাকে , তাহলে স্বামীর সন্দেহপ্রবণতা একটা মানসিক রোগ বৈ কি ! এ ক্ষেত্রে স্ত্রীর কিছু করণীয় থেকে যায় । প্রথমতঃ আপনাকে গভীর মনোযোগ ও আন্তরিকতা দিয়ে দেখতে হবে , আপনার স্বামী আপনার ঠিক কোন আচরণটিকে সন্দেহজনক ভাবছে । যদি আবিস্কার করছে সক্ষম হন , তাহলে ঐ ধরণের কাজ করা থেকে বিরত থাকুন । আপনি এমনটি ভাববেন না যে আপনি আপনার স্বামীর ইচ্ছা - অনিচ্ছার দাস হয়ে পড়েছেন । বরং একজন স্ত্রী হিসেবে আপনার মানসিকভাবে অসুস্থ স্বামীর প্রতি এটি আপনার দায়িত্ব । আপনি আপনার ভালবাসা দিয়ে সেবা - যত্ন দিয়ে স্বামীকে সুস্থ করে তোলার চেষ্টা করুন । এভাবে পারস্পরিক সম্প্রীতি ও ভালবাসার মাধ্যমে নিজেদের মধ্যকার সমস্যাগুলো সমাধান করা চেষ্টা করুন । একটি সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবার গঠনের স্বার্থে এ ধরণের আত্মত্যাগের কোন বিকল্প নেই । হযরত আলী ( আঃ ) এর একটি গুরুত্বপূর্ণ বাণীর উদ্ধৃতি দিয়ে আজকের আলোচনা শেষ করবো । তিনি বলেছেন , যে অন্যের দুর্বলতার অনুসন্ধান করে , তাকে প্রথমে নিজের দিকে তাকাতে হবে । #
আর ছিল আইনের ভাষ্য । আমাদের মনে আছে যে , আইন ও আখ্যানের টানাটানি একই স্পেসের অধিকার নিয়ে । ফুয়েন্তেসের ভাষায় ,
আরেকটা কথা , আপনার সো কল্ড আজাইরা মানুষগুলো আপনার এবং আপনার রাজনীতিবিদ পিতার চাইতে বেশি ক্ষমতা রাখে সেটা আগেই প্রমানিত । হলগুলোতে ক ' টাদিন টিকেছিলো আপনার এই ভিকি - পাকি - পেন্সিলভাঙিয়ান সেক্সুয়াল ফ্যান্টাসি ? কিবোর্ড ধরা কয়েকটামাত্র মানুষ বুঝিয়ে দিয়েছে আপনি এভাবে ধর্ষন করতে পারেন না আমাদের ইতিহাস , আমাদের গর্ব , মিটিয়ে দিয়েছে আমাদের রক্তের কেনা স্বাধীনতাকে বিতর্কিত করার আপনার গোলাপী স্বপ্ন । আশা করি সেটা আপনার পিতাকেও বুঝিয়ে দেব আগামী ইলেকশনে ।
লেখক বলেছেন : অপ্রিয় সত্যের দিল বরই দরাজ !
অস্বাভাবিক কিছুইনা । র্বতমানে যেভাবে সব সব কিছুই দলীয়করন হচ্ছে তাতে বরং এটা না করলেই অস্বাভাবিক হবে ।
গায়ে কাঁটা দেওয়া কবির এ - প্রশ্নের উত্তর দিয়েছেন নজরুল আমর্ম নিবেদিত ড . রফিকুল ইসলাম । তিনি বলেন , ' নজরুল নিজেকে বিশ শতকের অভিযান সেনাদলের তূর্যবাদকরূপে আখ্যায়িত করেছিলেন । কিন্তু একুশ শতকে এসে আমরা দেখতে পাচ্ছি আজো তিনি সমান প্রাসঙ্গিক । বিশ শহকের ' সাম্রাজ্যবাদ ' একুশ শতকের ' বিশ্বায়ন ' । বিশ শতকের ' উপনিবেশবাদ ' একুশ শতকে ' মুক্তবাজার অর্থনীতি ' । বিশ শতকের ' সাম্প্রদায়িকতা ' একুশ শতকে ' জঙ্গি মৌলবাদে ' রূপান্তরিত । সুতরাং বিশ শতকের অভিযান সেনাদলের নকিব বিদ্রোহী কাজী নজরুল ইসলাম একুশ শতকে আরো বেশি প্রাসঙ্গিক । ' আর এই একুশ শতকের প্রথমার্ধেই বাঙালি উদযাপন করবে নজরুলের সার্ধশতজন্মবার্ষিকী । এখনো যাঁরা ' কবি নজরুলের ঐকান্তিক সাহিত্যিক আলোচনা বেশি হয়নি ' বলে আক্ষেপ করছেন আশা করি এরই মধ্যে তাঁদের হাত দিয়েই ঐকান্তিক পূর্ণাঙ্গ নজরুল আলোচনা সম্ভব হবে । খোন্দকার আশরাফ হোসেন বলেছেন , ' আধুনিক সাহিত্যতত্ত্ব নানা ' টুলস্ ' তুলে দিয়েছে আমাদের হাতে । আমরা সেগুলোর প্রয়োগ করে তাঁর কবিতার বিচার কেন করব না ? কেন করব না তাঁর কাব্যভাষার সংগঠনবাদী বিচার , কেন নিউ হিস্টরিস্ট আদর্শে তাঁর অবস্থান ও অবদান ভেবে দেখব না , কেন সাব - অলটার্ন তত্ত্বের সম্ভাব্য প্রদর্শ হিসেবে নজরুলের কবিতার বিশেষত তাঁর উপন্যাস - ছোটগল্পগুলিকে উপস্থাপন করব না ? সর্বোপরি , যে সাহিত্যতত্ত্বটি নজরুলের কবিতা বিচারে সর্বাধিক প্রযোজ্য বলে মনে হয় , সেই ঔপনিবেশিক তত্ত্বের আলোকে নজরুলের কবিতার বিচার হওয়াটা জরুরি । ' ( ' উপনিবেশবাদ বিরোধী সংগ্রামের কবিতা ও নজরুল ইসলাম ' , খোন্দকার আশরাফ হোসেন ) আমরা জানি যে , বিচারকার্যটি শুরু হয়েছে যথাসময়ে । আমরা সৈয়দ মনজুরুল ইসলামের নাম করতে পারি । বিচ্ছিন্নভাবেও কাজ হচ্ছে । এরই মধ্যে এই ধারাটি বেগবান হবে , গতিবেগ পাবে । কারণ , খোন্দকার আশরাফ হোসেনকেই উদ্ধৃত করে বলি , ' নজরুল একটি প্রবল পরাক্রান্ত নাম - ইংরেজিতে যাকে বলে ফেনমেনন , তিনি তাই । ' এরই মধ্যে নজরুল যে জাতীয়তাবাদের কোনো সংকীর্ণ বৃত্তে আটকা পড়তে পারেন না তা একরকম প্রমাণিত সত্য । শুধু ১৯২৬ - এর দাঙ্গার পরিপ্রেক্ষিতে এই কবি যা রচনা করেছেন সেগুলোকে , ' নির্ভীক - উচ্চারণের দলিল শুধু নয় এগুলো বাঙালি জাতিসত্তার দিকনির্দেশিকা ' , বলেছেন হাসান আজিজুল হক । তিনি দৃঢ়কণ্ঠে বলেন , ' আজকের বাঙলাদেশের জনগোষ্ঠীর সাংস্কৃতিক আত্মপরিচয়ের ভিত্তিভূমি এককভাবে তাঁর রচনা । … অন্তত সংগীতে বাঙালি সংস্কৃতির তিনিই শ্রেষ্ঠ রূপকার । ' তাঁর তীব্র আশাবাদ : ' কমবেশি মাত্র দুটি দশকের সাহিত্য সাধনায় পরিমাণে , গুণে - মানে , স্বরূপে অফুরান নজরুলকে অখন্ড , অখন্ডিত ও অখন্ডিতব্যরূপে উত্তরপুরুষ পাবেই পাবে । '
আর হ্যাঁ আগ্রহীদের জন্য ' ন্যাশনাল ওয়াটার পলিসি ' এর একটা লিঙ্ক রেখে গেলাম । কারো যদি জানার ইচ্ছা থাকে ভারত এর জলসম্পদ এর ব্যবহার কোন নীতির ভিত্তিতে হয় তাহলে ওই লিঙ্কটা দেখতে পারেন ।
অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান এ প্রতিবেদন উপস্থাপন করেন । এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি ড . সিআর আবরার । অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন অধিকারের উপদেষ্টা বিশিষ্ট কবি , প্রাবন্ধিক ও চিন্তাবিদ ফরহাদ মজহার , বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ , আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী এমপি , বিশিষ্ট সাংবাদিক , কলামিস্ট ও সিএসএসডি মহাসচিব মাহফুজ উল্লাহ , ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না , সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এমপি , বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক , জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ড . ফয়জুল হাকিম লালা , বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন , পাক্ষিক চিন্তা ' র সম্পাদকমণ্ডলীর সদস্য মুস্তাইন জহির প্রমুখ ।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভাধীন ঠাকুরচর গ্রামে পানিতে ডুবে জয়সুরিয়া ( ৫ ) নামের এক শিশুর মৃত্যু হয়েছে । সে ওই গ্রামের ছেংগারচর পৌর বাজারের কাপড় ব্যবসায়ী রেফায়েত উল্যাহ ঢালীর দ্বিতীয় ছেলে । জানা যায় , গতকাল বুধবার ভোর ৬টার দিকে জয়সুরিয়ার পিতা রেফায়েত উল্যাহ . . . . বিস্তারিত পড়ুন »
বাংলাদেশের জনগণ ও রাজনীতিবিদরা নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করে নেবে : মরিয়ার্টি
আমাদের বিরোধী দলের নেত্রী খুব ঘটা করে লন্ডন ও আমেরিকা সফর শেষ করে রাজকীয় ভেসে জনগনের চরম ভোগান্তির মাধ্যমে দেশে অবতরণ করলেন , যখন অফিস থেকে বাড়ী ফেরা লোকজন রাস্তায় নামল । ঠিক সেই সময় ঢাকার ব্যস্ততম সড়কটি ওনার রাজনীতির কেন্দ্রে পরিনত হয় । সাধারন জনতার কী - ই বা করার আছে ? যাক সে কথা । সহ … . .
অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ থেকে বিমান পথে বাৎসরিক কার্গো রপ্তানি প্রবৃদ্ধি ৯ শতাংশ । গত বছর বিভিন্ন দেশে এই পথে ১ লাখ ৫০ হাজার মিলিয়ন টন কার্গো রপ্তানি হয়েছে । ঢাকা বিমানবন্দর থেকে বিভিন্ন দেশের ২৫টি বিমান সংস্থা কার্গো আমদানি - রপ্তানির কাজ করে ।
ভালবাসি - ঘটনার মধ্যে সত্য কে খুঁজতে আর তাকে মনের রসে জারিয়ে নিয়ে বাঁচতে । ভালবাসা কে কাছে টানি স্বার্থের হাত না বাড়িয়ে আর ঘৃণা থেকে দূ রে থাকি বা চেষ্টা করি ।
আন্ডারগ্রাউন্ড রাজনীতি তো জামাতের জন্য নতুন কিছু নয় , জেএমবির মাধ্যমে তারা বেশ কয়েক বছর ধরেই তাদের রাজনীতির একটা চরমপন্থী ধারা শুরু করেছে । প্রশাসনের বিভিন্ন স্তরে এবং সামরিক বাহিনীতেও জামায়াত সমর্থক আছে বলে শোনা যায় । সরকারি চাকুরিজীবি বা সামরিক বাহিনীর সদস্য হলে কোন রাজনৈতিক দলকে সমর্থন করা যাবে না , এমন কোন কথা নেই । কিন্তু জামাতকে সমর্থন করা আর আওয়ামী লীগ / বিএনপিকে সমর্থন করা এক জিনিস নয় । জামাত সাধারণ কোন রাজনৈতিক দল নয় , এই দলের সাথে নাৎসিবাদ বা ফ্যাসিবাদেরই শুধু তুলনা চলে । মাটির উপরে এবং নীচে , সহিংস এবং নিয়মতান্ত্রিক রাজনীতি , যেভাবেই হোক ক্ষমতা নেয়াই এই দলের একমাত্র উদ্দেশ্য । ক্ষমতার কাছাকাছি গেলে তারা কি করতে পারে , তার স্বাদ বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে আর ২০০১ সালে হাড়ে হাড়ে টের পেয়েছে । যেকোন সুস্থ ধারার রাজনৈতিক দল কোন বিতর্কিত ব্যক্তিকে দলের শীর্ষস্থানে রাখে না । কিন্তু স্বাধীনতার এতগুলো বছর পরেও এই দলের প্রতিটি শীর্ষনেতা চিন্থিত রাজাকার । এর মাধ্যমেই বোঝা যায় বাংলাদেশের স্বাধীনতা , সার্বভৌমত্ব , পতাকা আর আদর্শের প্রতি এই দলটির বিন্দুমাত্র শ্রদ্ধা নেই ।
বাংলাদেশ জাতীয় জাদুঘরে গতকাল রবীন্দ্রনাথের বইয়ের প্রদর্শনী হয় । আগামীকাল রবিবার বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে সেমিনার , আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।
হুমম । অনুভূতির প্রকাশটা দারুণ হয়েছে কিন্তু ! অনেক বেশি দারুণ ! ফিল করা যায় । অল দ্য বেস্ট ফর আপকামিং ডেইজ !
নকশি কাঁথা ডটকম , ১২ জুলাই - ২০১১ ॥ মাদারীপুর জেলা কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট সার্কেল অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে র্যালী ও আলোচনা সভার মধ্য জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপিত হয় । আলোচনা সভার সভাপতিত্ব করেন বণিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন ভূইয়া । সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর চেম্বাস অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিডের পরিচালক নন্দ দুলাল সাহা , বিশেষ অতিথি হিসেবে মাদারীপুর রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি এ কে এম হাবীবুর রহমান ও সহকারী রাজস্ব কর্মকর্তা রুহুল আমীন । অন্ষ্ঠুান পরিচালনা করেন মাদারীপুর সার্কেল অফিসের রাজস্ব কর্মকর্তা নাজমুল হাসান । পরে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে । এসময় র্যালীতে জেলার বিভিন্ন ব্যবসায়ী , সাংবাদিক উপস্থিত ছিলেন ।
খাটি কথা । জিপি দিয়ে আমি পাই সর্বোচ্চ ৩৩ । কিন্তু যখন ভিপিএসে ডালো করি তখন অল টাইল ১০ মেগা / সেকেন্ড থাকে । সেখানে রেপিডের ফ্রি ডালোতে ১৩০ কেবি পাওয়া যায় । কাজেই আপনার নিজের স্পিড যদি ১৩০ কেবির বেশী হয় তবেই যে রেপিড প্রিমিয়াম অ্যাকাউন্টের সুফল ভোগ করতে পারবেন । না হলে . . . . . . . . . . . . . . . .
৮ . বাংলাদেশের কৃষি ব্যবস্থা অনেকাংশেই বৃষ্টির উপর নির্ভরশীল । বৈশ্বিক তাপমাত্রা বৃৃদ্ধিজনিত কারণে বাংলাদেশে আবহাওয়ার ক্ষেত্রেও চরম তারতম্য দেখা দিচ্ছে । ফলে ভবিষ্যতে বাংলাদেশের ধান উৎপাদন শতকরা ১৬ ভাগ পর্যন্ - হ্রাস পেতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন ।
ড . জায়েদ বখত : অর্থনৈতিক উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা । বর্তমান সময়ে আমরা যে রাজনৈতিক অস্থিরতা দেখছি , সেটা যদি চলতে থাকে তাহলে অর্থনীতির অস্থিতিশীলতা আরো বাড়বে । রাজনৈতিক স্থিতিশীলতা সরকারের প্রজ্ঞার ওপর নির্ভর করছে । বিশ্বমন্দার সময়েও আমাদের অর্থনীতি অনেক ভালো পারফরমেন্স করেছে । বিদ্যুৎ - গ্যাস পাচ্ছি না তারপরও বিনিয়োগ আসছে । এক্ষেত্রে সরকার যদি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে অর্থনীতির মূল যে প্রতিবন্ধকতা রয়েছে , সেগুলো দূর করতে পারে তাহলে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব । তবে অনিশ্চয়তা ও ঝুঁকির মাত্রাটা অনেক বেশি । রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়লে ঝুঁকির মাত্রাটা আরো বেড়ে যাবে ।
সমকাল ডেস্ক একসময় পাখি দেখে আকাশে ওড়ার বাসনা পোষণ করেছিল মানুষ এবং সে স্বপ্ন এক দিন বাস্তব রূপ পায় । উড়োজাহাজ এখন পাখির মতো বিশাল ডানা মেলে পৃথিবীর আকাশ চষে বেড়াচ্ছে । বহু প্রজাতির পাখি মানুষের কাছাকাছি থাকায় এদের আচরণেও অনেক পরিবর্তন এসেছে । কবুতর তো এখন পুরোপুরি গৃহপালিত পাখি । কাকদের বনে নয় , শহরেই দেখা যায় । এরা মানুষের মধ্যে থাকতে ভালোবাসে । মানুষের ফেলে দেওয়া খাবার খেয়ে এরা জীবন ধারণ করে । কাকের গোষ্ঠীবদ্ধ ধারণা এবং সহমর্মিতা শিক্ষণীয় হতে পারে আমাদের জন্য । দুর্ঘটনায় একটি কাকের মৃত্যু হলে আশপাশ থেকে সব কাক ছুটে এসে মাতম করে । সদস্য হারানোর শোক তারস্বরে এবং সমবেত কণ্ঠে প্রকাশ করে । বানর বা শিম্পাঞ্জিদের মধ্যেও এ ধরনের আবেগের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায় । শুধু তাই নয় , কাক মানুষের আচরণ এবং অভিব্যক্তি দেখে বন্ধু বা শত্রু হিসেবে চিহ্নিত করতে পারে । সে অনুযায়ী এরা সতর্ক হতে পারে । যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী সিয়াটল শহরে কাকদের স্বভাবের ওপর গবেষণা চালান । এতে দেখা যায় , ভালো স্বভাবের লোকদের দেখে কাকেরা কোনো প্রতিক্রিয়া দেখায় না ; কিন্তু মন্দ লোকদের দেখলে এরা উত্তেজিত হয়ে ওঠে । অনেক সময় নির্দিষ্ট মন্দ লোকের মাথার ওপর ওড়াউড়ি করে । ' কা - কা ' রবে চিৎকার করে । কখনও কখনও আক্রমণও চালায় । বিশেষ করে মুখঢাকা লোকদের মোটেই পছন্দ করে না তারা । দ্য মেইল অনলাইন । ( The Daily Samakal )
এ গান শেষ হলে নানাদিক থেকেই আবদার আসে : ' কাজী সাহেবের আরও গান শুনতে চাই । পেশাদার গাইয়ের মত - ঘন ঘন অনুরোধের অপেক্ষা না করে আবার তিনি সুর তোলেন :
এতো রাষ্ট্র রাষ্ট্র বইল্যা চিল্লায়া মুখে ফেনা তুলতেছেন কেন ? আপনার কথায় মনে হয় রাষ্ট্র আপনের ফিডার বানায়া দিবে , রাষ্ট্র আপনের ডায়পার চেঞ্জ করে দিবে , রাষ্ট্র আপনেরে ফোছায়া দিবে । রাষ্ট্র যেহেতু এইগুলান পারছে না । সেহেতু আওয়ামিলিগ খ্রাপ ।
বাংলা বর্ষবরণে অর্ধশত তরুণী লাঞ্ছিতঃ বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে ছাত্রলীগ ক্যাডাররা প্রায় অর্ধশতাধিক তরুণীকে লাঞ্ছিত করেছে । এসময় তারা অনেক তরুণীর পায়জামা পর্যন্ত খুলে ফেলেছিল বলে অভিযোগ পাওয়া যায় । সেদিন সন্ধায় টিএসসির কনসার্টের আশপাশ এলাকায় সম্ভ্রম রক্ষায় তরুণীদের চিৎকার ও ছোটাছুটি করতে দেখা যায় । এক তরুণীকে বিবস্ত্রও করে ফেলা হয় । । দুষ্কৃতিকারীরা চার যুবতীর কামিজ ছিঁড়ে ফেলে , ওড়না টেনে নিয়ে যায় এবং ঝাপটে ধরে । টিএসসির সামনের গেটে নির্যাতনের শিকার হন পাঁচ ছাত্রী । ছাত্রী নির্যাতনকারীরা অধিকাংশই জিয়াউর রহমান হল , মাস্টারদা সূর্যসেন হল , হাজী মুহম্মদ মুহসীন হলের ছাত্রলীগ কর্মী ।
গাজপ্রম ছাড়া এই রেটিংয়ে উপরে উঠেছে গ্যাস উত্পাদন কোম্পানী নোভাটেক , যারা গত এক বছরে ১৭৪ ক্রমাঙ্ক পার হয়ে ২০০ তম স্থানে রয়েছে . আগের মতই ২৩৬ নম্বর জায়গায় রয়েছে রাশিয়ার একটি বৃহত্তম ব্যাঙ্ক ভ্নেশতর্গব্যাঙ্ক ভি টি বি . রেটিংয়ে আগের মতই রয়েছে সুরগুতনেফতেগাজ ও নোভোলিপেতস্কি মেটালার্জি কারখানা . কিন্তু এবারে গ্লোবাল ৫০০ তালিকায় খুব কম রাশিয়ার থেকে নতুন কোম্পানী নেই . প্রথমবার এই তালিকায় পড়েছে রসনেফত , যা প্রায় একশ বিলিয়ন ডলারের কোম্পানী ও তার স্থান ৫৬ , লুক অয়েল - ১১৮ তম স্থানে . গাজপ্রমনেফত রয়েছে ৩৬৮ তম জায়গায় , আর রাশিয়ার সবচেয়ে বড় সবের ব্যাঙ্ক রয়েছে ৭৩ নম্বর জায়গায় . দুটি মেটালার্জি কারখানা - নরনিকেল ও সেভেরস্তাল রয়েছে এই মর্যাদার রেটিংয়ে . যদিও সমস্ত বড় কোম্পানীই এই ধরনের মর্যাদার রেটিংয়ে জায়গা পায় না , তবুও দেশী ব্যাণ্ড গুলিকে প্রতি বছরের সাথেই আরও বেশী পরিচিত লাগছে . এই বিশ্বাস নিয়ে রাশিয়ার ত্রোইকা ডায়ালগ বিনিয়োগ পরামর্শ দাতা কোম্পানীর সিনিয়র বিশ্লেষক আন্তন স্ত্রুচেনেভস্কি বলেছেন :
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » সংবাদ বিশ্লেষন » মার্শাল - ল দিয়ে ক্ষমতায় এসে সংবিধান তছনছ করার বিচার হবে
এই কোম্পানীর লাইসেন্স বাতিল হবে না এটা ১০০ % ভাগ নিশ্চিত ; এরা যতই দুর্ণীতি করুন না কেন ! কারণ পুরো অর্থনীতিতে মোবাইল ফোন কোম্পানীগুলোর বিশেষ করে গ্রামীণফোনের বিশাল একটা ভূমিকা আছে । যদিও এই কোম্পানীটিকে আমি মোটেও সহ্য করি না , তবে তাই বলে আমি আশা করি না এটি বন্ধ হয়ে যাক । উচ্চ পর্যায়ের অন্য শাস্তি দেয়া যেতে পারে । যেমন : গ্রাহকদেরকে ৬ মাস ইন্টারনেট ফ্রি বা ১০০০মিনিট করে ফ্রি কথা বলার সুবিধা ( অন্য অপারেটরেও ) ; q : - Ob - ( ।
২৭ . আস সামী - ► সর্বশ্রোতা - ► ( কাজেই সত্য বলতে কি , তোমরা তাদেরকে হত্যা করনি বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন । আর তোমরা নিক্ষেপ করনি বরং আল্লাহ নিক্ষেপ করেছেন । ( আর এ কাজে মুমিনদের হাত ব্যবহার করা হয়েছিল ) এ জন্য যে আল্লাহ মুমিনদেরকে একটি চমৎকার পরীক্ষার মধ্য দিয়ে সফলতার সাথে পার করে দেবেন । অবশ্যি আল্লাহ সবকিছু শুনেন ও জানেন ► আনফাল : ১৭ )
রিপন ভাই এত ভুল ধরলে হইব ক্যামনে . . . . . . . . . রেপু পাব এই আশায় তাড়াতাড়ি কইরা লিখছি কিন্তু নিপু ভাই এর তো এখন আর খবর নাই
/ boot এখানে থাকে কম্পিউটার কীভাবে লিনাক্সকে বুট করবে সে সম্পর্কিত ফাইল / ফোল্ডার ।
যাহা হউক , পণ্ডিতমহাশয়ের বিবাহের কথাটা লইয়া পাড়ায় বড়ো হাসিতামাসা চলিতেছে । কিন্তু ভট্টাচার্যমহাশয় বিশ বাইশ ছিলিম তামাকের ধুঁয়ায় , গোটাকতক নস্যের টিপে এব নবগৃহিণীর অভিমানকুঞ্চিত ভ্রূমেঘনিক্ষিপ্ত দুই - একটি বিদ্যুতালোকের আঘাতে সকল কথা তুড়ি দিয়া উড়াইয়া দেন । নিধিরাম ব্যতীত পণ্ডিতমহাশয়কে বাটী হইতে কেহ বাহির করিতে পারিত না । পণ্ডিতমহাশয় আজকাল একখানি দর্পণ ক্রয় করিয়াছেন , চশমাটি সোনা দিয়া বাঁধাইয়াছেন , দূরদেশ হইতে সূক্ষ্ণশুভ্র উপবীত আননয়ন করিয়াছেন । তাঁহার পত্নী কাত্যায়নী পাড়ার মেয়েদের কাছে গল্প করিয়াছে যে , মিন্সা নাকি আজকালে মৃদু হাসি হাসিয়া উদরে হাত বুলাইতে বুলাইতে রসিকতা করিতে প্রাণপণে চেষ্টা করেন । কিন্তু পণ্ডিতমহাশয়ের নামে পূর্বে কখনো এরূপ কথা উঠে নাই । আমরা পণ্ডিণমহাশয়ের রসিকতার যে দুই - একটা নিদর্শন পায়াছি তাহার মর্মার্থ বুঝা আমাদের সাধ্য নহে । তাহার মধ্যে প্রকৃতি , পুরুষ , মহৎ , অহংকার , প্রমা , অবিদ্যা , রজ্জুতে সর্পভ্রম , পর্বতোবহ্নিমান ধূমাৎ ইত্যাদি নানাবিধ দার্শনিক হাঙ্গামা আছে । পণ্ডিতমহাশয়ের বেদান্তসূত্র ও সাংখ্যের উপর মাকড়সায় জাল বিস্তার করিয়াছে , আজকালে জয়দেবের গীতগোবিন্দ লইয়া পণ্ডিতমহাশয় ভাবে ভরপুর হইয়া আছেন । এই তো গেল পণ্ডিতমহাশয়ের অবস্থা ।
" কাটিয়েছি এবং এগুলো বিক্রি করে দিয়েছি " , ডেলা বলল । " তুমি কি আমাকে এভাবে পছন্দ করছ না , কোনোভাবেই ? আমার চুল গেলেও আমিই তো আছি , আমি নেই ? "
এই বর্বোরচিত ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে জামিন অযোগ্য ধারায় মামলা দেয়া এবং চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা
চান্দিনা ( কুমিল্লা ) : কুমিল্লার চান্দিনা উপজেলার বানিয়াচং এলাকায় ফসলের জমি থেকে একটি মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ । পুলিশ জানায় , বানিয়াচং এলাকায় গতকাল সকাল ১১টায় রাস্তার পাশে জমিতে মস্তকবিহীন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয় । নিহতের আত্মীয় - স্বজন লাশটি আবদুস ছামেদের ছেলে সিএনজিচালক কেফায়েত উল্লাহর ( ৩৫ ) বলে চিহ্নিত করে । তার বাড়ি চান্দিনা থানার এতবারপুর গ্রামে । এ বিষয়ে একটি হত্যা মামলা করা হয়েছে ।
৮ . ওকে করুন , মূল টেক্সট ফিল্ডে ফিরে আসতে ।
@ আমিনুল , আপনাকে ধন্যবাদ আমার পোষ্টটি পড়ার জন্য । খুব শীঘ্রই নতুন পোষ্ট নিয়ে আসছি ।
উখিয়ার রাজাপালং ইউনিয়নের দরগাহবিলে গত ১৬ সেপ্টেম্বর সংঘটিত চাঞ্চল্যকর এসিড সন্ত্রাস মামলার ৩ মাস পর অভিযুক্ত ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতাকর্মীকে বাদ দিয়ে মাত্র ৪ জনের বিরুদ্ধে গতকাল আদালতে অভিযোগপত্র ( চার্জশিট ) দাখিল করেছে পুলিশ । তবে খবর পেয়ে বাদীপক্ষ পুলিশের এই অভিযোগপত্র প্রত্যাখ্যান করে আদালতে নারাজি দরখাস্ত দিয়েছে । বাদীপক্ষ মামলার পুনঃতদন্তেরও দাবি জানিয়েছে ।
জেফ কেসার আজকে বলল রা . ওয়ান এ এমন একটা সিকোয়েন্স রাখা হয়েছে ১০ মিনিটের যা হলিউড এবং বলিউডে আগে কখনও দেখা যায় নি । হলিউড এর এই ভিজুয়াল এফেক্ট ডিরেকটর এই কথা বলতে একদম দিধা করলেন না । এর জন্য মুভির দৈর্ঘ্য দশ মিনিট বেড়ে গেছে ।
সংবিধান বিশেষজ্ঞ ড . কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম ' গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং জনআকাঙ্ক্ষার পরিপন্থি সংবিধান সংশোধনের তীব্র নিন্দা জানিয়েছে । গতকাল বিল পাসের পর ড . কামাল হোসেনের মতিঝিলস্থ চেম্বারে অনুষ্ঠিত এক জরুরি সভা থেকে এর নিন্দা জানানো হয় । সংগঠনের সভাপতি পরিষদের ওই সভায় তিনি সভাপতিত্ব করেন । গণফোরামের তথ্য ও গণমাধ্যম সম্পাদক মোশতাক আহমেদের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , সংগঠনের সর্বোচ্চ নীতি - নির্ধারণী ওই সভায় ড . কামাল হোসেন তার প্রতিক্রিয়ায় বলেন , তত্ত্বাবধায়ক সরকার বাতিল এবং দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থার ফলে জাতিকে স্পষ্টত সংঘাতের পথে ঠেলে দেয়া হলো । এ ক্ষেত্রে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামতকেও উপেক্ষা করা হলো । অন্যদিকে , ' রাষ্ট্রধর্ম ইসলাম ' ও ' বিসমিল্লাহির রহমানির রাহিম ' সামরিক স্বৈরশাসকদের সৃষ্টিকে সংবিধানে এবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে লালনের ব্যবস্থা নেয়া হলো - যা বঙ্গবন্ধুর ১৯৭২ - এর সংবিধানের সম্পূর্ণ পরিপন্থি । মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য দেশবাসী আওয়ামী লীগকে বিগত জাতীয় নির্বাচনে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়যুক্ত করেছিল - যা তাদের নির্বাচনী মেনিফেস্টোতে ১৯৭২ - এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠার ওয়াদা করেছিল তার সঙ্গে সম্পূর্ণ পরিপন্থি কাজ হিসেবে চিহ্নিত হয়ে থাকলো । বামপন্থি ও প্রগতিশীল দাবিদার সংসদে সাতজন সদস্যও এহেন গণতন্ত্র , সামপ্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বিলের পক্ষে ভোট দিলেন ! কেননা মাত্র একজন স্বতন্ত্র সংসদ সদস্য এই বিলের বিরুদ্ধে ভোট দেয়ার অর্থই হচ্ছে বাকি উল্লিখিত সাতজনের ভোট কোথায় গেল ? ড . কামাল এর তীব্র নিন্দা জানান ।
আমি গত কয়েকদিন ( এখনো ) মিডিয়াফায়ার হতে ধুমধাম ডালো করছি ।
পোস্ট করা হয়েছে : রবি সেপ্টেম্বর ৩০ , ২০০৭ ৬ : ৫৮ পূর্বাহ্ন
পাকিস্তানি ও বাংলাদেশী ধারা দুটি একটু মিলিয়ে দেখা যাক । ২০১১ বিশ্বকাপের এক ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের রোমাঞ্চকর জয়ের পরে আরেক ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পদদলিত পরাজয় । স্মরণ করুন ১৯৯৯ সালের প্রথম এশিয়াকাপ ক্রিকেট চ্যাম্পিয়ানশিপ সিরিজের কলকাতা ম্যাচে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের রোমাঞ্চকর জয়ের পরের ম্যাচেই দিল্লিতে ভারতের কেবল লেগস্পিনার অনিল কুম্বলের কাছেই লজ্জাজনক হার , যিনি একাই পাকিস্তানের ১০টি উইকেট নিয়ে ইংল্যান্ডের অফস্পিনার জিম লেকারের দোসর হয়ে যেতে পারলেন । চলতি বিশ্বকাপ সিরিজে শ্রীলংকার বিরুদ্ধে পাকিস্তানের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেবার পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১১০ রানের বিশাল হার । তুলনীয় আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে সম্মানজনক জয়ের পরের ম্যাচে বাংলাদেশের মাথাকাটা - যাওয়া পরাজয় ওয়েস্টইন্ডিজের কাছে । এই ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে তেমনি হার টানা ৩৪ ম্যাচ বিজয়ী অস্ট্রেলিয়াকে হারানো পাকিস্তান দলের সামনের ম্যাচেও কিন্তু অপ্রত্যাশিত কিছু নয় - ওই স্থায়ী ধারাবাহিকতাহীনতার কারণেই ।
ভারতবর্ষের The Govt . of India Act ' 1935 , The Registration of Foeigners Act এবং এটির নির্দেশনাবলী অনুধাবন করলে দেখা যায় , এর নীতি - নিয়মগুলি অখণ্ড ভারতের জন্য প্রণীত ছিল । ১৯৪৭ - এ স্বাধীনতালাভ ও তৎসম সাময়িক দেশবিভাগের পর ১৯৪৯ সালে গৃহীত ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৬ ও ৭ অনুধাবন করলে আমরা দেখতে পাই যে প্রধানত সদ্য তৈরি ভারত ও পাকিস্তান রাষ্ট্রদ্বয়ের অগণিত উদ্বাস্তুর কথা মাথায় রেখে এই ধারাগুলি সংযোজিত হয় । এতে আছে যে ১৯৪৮ সালের ১৯ জুলাই ' র পূর্বে পাকিস্তান থেকে যিনি ভারতে এসেছেন এবং অখণ্ড ভারতে সেই ব্যক্তি তার পিতা - মাতার যে কেউ বা পূর্বপুরুষ জন্মগ্রহণ করেছেন কিংবা ওই তারিখের পরে ভারতে এলেও উপযুক্ত ভারতীয় কর্তৃপক্ষের নিকট সংবিধান তৈরির পূর্বে দরখাস্ত দিয়ে যথারীতি রেজিস্ট্রেশন নিয়েছিলেন এবং দরখাস্ত দাখিলের পূর্বে অন্তত ৬ মাস ভারতে বসবাস করেছেন এমন ব্যক্তি ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হএয়ার অধিকারী । সংবিধানের ৫ নং অনুচ্ছেদে নাগরিকের সংজ্ঞা এইরূপ - ১ ) যিনি ভারতে জন্মেছেন বা ২ ) যার মাতা বা পিতা ভারতের মাটিতে জন্মেছেন কা ৩ ) ভারতের সংবিধানের জন্মলগ্নের ৫ বছল পূর্ব থেকে যিনি ভারতে বসবাস করেছেন , তিনিই ভারতীয় নাগরিক । সংবিধান রচয়িতাগণ এর অনুচ্ছেদ ১১ ধারা নাগরিকত্ব সম্পর্কে সংশ্লিষ্ট আইন প্রণয়নের ভার সংসদকে অর্পণ করেন তাই পরবর্তী সময়ে নতুন আইন প্রনয়ণ দেখতে পাই ।
এক লোকের বাড়িতে গত রাতে চুরি হয়েছে । সে পরদিন পুলিশ স্টেশনে এসে অফিসারের কাছে মামলা করছে । অফিসার : চোর যখন ঘরে ঢুকে তখন আপনি কি করছিলেন ? লোক : স্যার , সে যখন ঘরে ঢুকে তখন আমি টের পাই । অফিসার : ( কৌতূহলভরে ) আচ্ছা … লোক : চোর যখন ঘরের জিনিসপত্র নিচ্ছিল , তখনও আমি টের পাচ্ছিলাম । অফিসার : ( কৌতূহলভরে ) আচ্ছা … লোক : চোর যখন আমার বালিশের নিচের থেকে আলমারির চাবিটা নিচ্ছে , তখনও আমি টের পাই । অফিসার : ( কৌতূহলভরে ) আচ্ছা … লোক : চোর যখন আলমারি থেকে সব টাকা - পয়সা , সোনা - দানা নিচ্ছে , তখনও আমি টের পাই । অফিসার : ( কৌতূহলভরে ) আচ্ছা … লোক : চোর যখন সব চুরি করে নিয়ে ছোট লোকের মতো চলে যাচ্ছে , তখনও আমি টের পাই । অফিসার : তাহলে আর কি , আপনিও তাহলে বড় লোকের মতো চলে যান ।
ওয়াসিম আকরাম মনে করেন পাকিস্তানের বর্তমান তরুণ দলটিতে ' সিনিয়র ' দের আর ডাকা উচিত নয় । বর্তমান দলটির ওপরেই আস্থা রাখা উচিত । কিছুদিন আগে ঠিক এই কারণ দেখিয়েই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন শহিদ আফ্রিদি । ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে সালমান বাটের নেতৃত্বে থাকা দলটিতে তাই আর কোনো পরিবর্তন চান না আফ্রিদি ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম । ইংল্যান্ড থেকে পাকিস্তানে [ . . . ]
. গভ ডোমেইনকে বিশ্বের সবার আলাদা সম্মানের চোখে দেখে , কারণ কেবলমাত্র সরকারী নিয়ন্ত্রকগণই এই ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারে । তাই এই ডোমেইনের প্রতি কথাই মূলত রাস্ট্রীয় ঘোষনার সমতুল্য । আমার ভয় হচ্ছে কিছুদিন পর এই ডোমেইনগুলো নিয়ে প্রতারণা এবং কাদা ছোড়াছুড়ি শুরু হবে । ধরুন , আমি একটি . গভ ওয়েবসাইট বানিয়ে আমেরিকার সরকারী দূতাবাসের যোগাযোগ করলাম এবং তাদের কিছু ভুয়া নির্দেশনা দিলাম , প্রথম দেখাতেই কিন্তু ওরা আমার কথা বিশ্বাস করতে বাধ্য হবে । ভেবে বিষয়টি কতটা ভয়াবহ রূপ নিতে পারে !
ঢাকায় গ্যাস সঙ্কট তীব্র আকার ধারণ করেছে । সকাল সাড়ে সাতটায় গ্যাসের চুলা নিভু নিভু করে জ্বলতে থাকে । এরপর আটটার সময় আর গ্যাস থাকে না । ফলে বাধ্য হয়ে গৃহিণীদের রাতে রান্নাবান্না করতে হয় । বিকেলের পরে ধীরে ধীরে গ্যাস আসতে থাকে । রাজধানীতে প্রতিদিন গ্যাসের চাহিদা ১৮ কোটি ঘনফুট কিন্তু পাওয়া যাচ্ছে ১৪ কোটি ঘনফুট থেকে সাড়ে ১৪ কোটি ঘনফুট । ৪ কোটি থেকে সাড়ে ৩ কোটি ঘনফুট ঘাটতি মোকাবিলা করতে শিল্প - কারখানা , বিদ্যুত্ কেন্দ্র ও সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে রেশনিং করেও পরিস্থিতি সামাল দিতে পারছে না তিতাস । অবৈধভাবে নতুন নতুন সংযোগ এবং নিয়ম না মেনে যত্রতত্র গ্যাস রাইজার , চাপ বৃদ্ধির যন্ত্র স্থাপনের কারণে গ্যাসের চাপ স্বল্পতা গত শীতের চেয়ে এবার আরো তীব্র আকার ধারণ করেছে । শীতের সময় পাইপ লাইনে গ্যাস সরবরাহের সময় বিপুল পরিমাণ কনডেনসেট জমা হয় । এতে সরবরাহ করা গ্যাসের বড় অংশ গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছায় না । সরবরাহের অপ্রতুলতার পাশাপাশি রাজধানী ঢাকায় বেশিরভাগ এলাকায় অস্বাভাবিক সঙ্কট প্রকট আকার ধারণ করেছে । এছাড়া পুরনো ও সংকীর্ণ পাইপ লাইনের মাধ্যমে বিপুল চাহিদার বিপরীতে স্বাভাবিক চাপে গ্যাস সরবরাহ করা হচ্ছে না । চোরাই লাইন ও রাইজার লাগানোয় ঘাটতির পরিমাণ আরো বেড়েছে । একথা সত্য , গ্যাস উত্পাদনে ও শিল্প - কারখানায় যেমন জরুরি , একইভাবে জরুরি নাগরিক জীবন - যাপনের ক্ষেত্রেও । তাই গ্যাস সাশ্রয়ী প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ নিয়েছেন সরকার । এ ব্যবস্থা কতটা সুফল বয়ে আনবে - এটা এখন দেখার বিষয় । গ্যাসের সরবরাহ কম , ওভারলোড ও পাইপ লাইন সংস্কার না করায় গ্যাসের ১০টি খাতে ২৭৫ মিলিয়ন ঘনফুট অপচয় হচ্ছে । অপচয় রোধের কার্যকর ব্যবস্থাসহ স্বাভাবিক গ্যাস সরবরাহ চাই । এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।
আমিও একজন স্বাধীন মানুষ হতে চাই , তাহের আর আমার বাবার মতো । আর শাসকের গলায় পরিয়ে দিতে চাই মৃত্যুকবচ ।
লেখক বলেছেন : গুরুজী , উস্তাদ , মাফু দেন . . আমি এত্ত বড় একটা মিচিং কিভাবে খেলুম ? ? ? ? আমারে দোররা মারা হউক
রাত ০৭ টা ৫০ - এর দিকে গেরিলা সামাদের নিউ স্কাটনের বাসা হতে রওনা হলো গেরিলাদের বহণকারী গাড়ি । গাড়িটা ফার্মগেটের গোল ট্রাফিক স্ট্যান্ড ঘুরে এগিয়ে গেল যেন মনে হয় তেজগাঁও শিল্প এলাকার দিকে যাচ্ছে । হলিক্রস কলেজের অভিমুখি গলির সামনে এসে গাড়িটি গলির মধ্যে ঢুকে পড়ল । এরপর , সাবধানে গাড়িটি পার্ক করা হলো গলিমুখে । গাড়ির সব দরজা খোলা রাখা হলো । সাবধানতার সাথে গাড়ি হতে নেমে গেল গেরিলারা । ড্রাইভিং সিটের পাশের দরজায় রিভালবার হাতে গেরিলা সামাদ । অন্য গেরিলারা সবাই পরিকল্পনা মত পজিশন নিয়ে নিলেন । ' ফায়ার ' - কমান্ড দিলেন বদি ।
১৯০৯ সালে ১৪ নভেম্বর নীলফামারী জেলার সোনারায় ইউনিয়নের বেড়াকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন । ১৯৩০ সনে তিনি রংপুর কারমাইকেল কলেজের প্রথম মুসলিম ভিপি নির্বাচিত হন । ১৯৪৪ সালে নীলফামারী অঞ্চল থেকে এম এল এ নির্বাচিত হন । ১৯৫৫ সালে যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদের খাদ্য , মৎস ও পশুপালন মন্ত্রী হিসেবে আড়াই বছর দায়িত্ব পালন করেন । ১৯৭১ সালে তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হন এবং ১৯৭২ সালে ইন্তেকাল করেন । নীলফামারী জেলায় খয়রাত হোসেন মার্কেট , খয়রাত হোসেন সড়ক ও খয়রাত নগর রেলওয়ে স্টেশন তাঁর স্মৃতি বহন করছে ।
ফ্লিন্ট বলেছেন : আমরা আছি বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নে , যেইখানে বলে খালি আনন্দ থাকবে , কোন দুঃখ থাকবে না । তার রিহার্সাল হইতেসে এখন , একসাথে বেশি সুখ পাইলে তো মানুষ পাগল হয়ে যাবে ।
আর একলা চলো বলে যে পাতাটি হাটতে শিখেছিল সে পাতাটির স্বপ্ন ভাঙার তীব্র আর্তনাদে সদ্য প্রসূত শ্রীময়ী কবিতার খাতাও ধর্ষিত ।
লেখক বলেছেন : হা হা হা আমিও আপনার মন্তব্য পড়ে খুব মজা পেলাম । সেই বোন আমার এখনও ডেঞ্জারাস ।
লেখক বলেছেন : অনেক ধন্যবাদ গিফার ভাই ! পারলে সবগুলার লিংক দেন ।
সমস্যা : আমার ছেলের বয়স ৫৭ দিন । ১৫ দিন হলো তার পাতলা পায়খানা ও পেট ফাঁপা । চিকিৎসকের পরামর্শ অনুযায়ী Pedicon drop ও Eromycin drop দিই । কিন্তু ড্রপ খাওয়ানোর পর শুধু পেট ফাঁপা কমেছে । পায়খানা ভালো হচ্ছে না । পাতলা আমের মতো পড়ছে । দ্বিতীয় বার চিকিৎসকের পরামর্শ নিলে তিনি কোনো ওষুধ দেননি । বলেন , মায়ের দুধ খেলে ভালো হবে কিন্তু কয়েক দিন হয়ে গেল ভালো হচ্ছে না , শুধু আম পড়ছে । ছেলে এক ঘণ্টা পরপর মায়ের দুধ খায় কিন্তু ঘুমের পরিমাণ কম । রাতে কান্নাকাটি করে । মায়ের দুধ খেয়ে পেট ভরে না । ওর বয়স যখন ১০ দিন , তখন মায়ের দুধ পায়নি । তখন বায়োমিল - ১ দেওয়া হয় । কিছুদিন খাওয়ার পর পেটের সমস্যার কারণে সাত দিন পর বাদ দিই । তার পর থেকে মায়ের দুধ খাওয়ানো হয় । ৪৫ দিনে তাকে টিকা দিলাম । টিকা দেওয়ার পর তার ঘুম কম হয় । এখন মূল সমস্যা , তার পাতলা পায়খানা ভালো হচ্ছে না ও স্বাভাবিক ঘুম হচ্ছে না । আপনার পরামর্শ অতি জরুরি । মো . আ . ওহাব , সেউজগাড়ী বগুড়া । পরামর্শ : আপনার শিশু সুস্থ । যেহেতু সে শুধু বুকের দুধ খাচ্ছে এ কারণেও ঘনঘন পায়খানা হতে পারে । ওর ওজন যদি ঠিক থাকে তাহলে এ রকম পাতলা পায়খানাতে শরীরের কোনো ক্ষতি হয় না । গুঁড়ো দুধ খাওয়ার জন্য শিশুর পাতলা পায়খানা হতে পারে । সুতরাং গুঁড়ো দুধ খাওয়ানো পরিহার করে ভালো করেছেন । ছয় মাস বয়স পর্যন্ত শুধু বুকের দুধ দেবেন । পানিও খাওয়াবেন না । ছয় মাস বয়স হলে বুকের দুধের পাশাপাশি বাড়ির হাঁড়ির খাবার দেবেন । এবং দুই বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াবেন । টিকার সঙ্গে ঘুম কম হওয়ার কোনো কারণ নেই । প্রথমবার টিকা দিলে বাচ্চা এমনিতেই একটু কান্নাকাটি করতে পারে । ঘুম কম হতে পারে । এটি ঠিক হয়ে যাবে ।
চার্লস ডারউইন এর বিবর্তনবাদী চিন্তাধারা পাল্টে দিয়েছে জগতকে । এই যুগান্তকারী বৈজ্ঞানিক ধারণা মানুষের ভাবজগতে সৃষ্টি করেছে প্রলয় । কিন্তু অন্ধ হলে তো প্রলয় বন্ধ থাকে না । অথচ নানা সামাজিক কারণে ডারউইনের তত্ত্ব নিয়ে অস্বস্তিরও অন্ত নেই । এই শ্রেষ্ঠ বিজ্ঞানীর জীবন ও সমকালীন বিজ্ঞানজগতের ধ্যান - ধারণার পরিপ্রেক্ষিতে প্রজাতির উৎপত্তি সংক্রান্ত বৈজ্ঞানিক ভাবনার ব্যাখ্যা - বিশ্লেষণ করেছেন দ্বিজেন শর্মা । সহজ ও প্রাঞ্জলভাবে তিনি বিবর্তন ভাবনার ইতিহাস ও তত্ত্বের অবতারণা করেছেন । সেই সঙ্গে হাজির করেছেন প্রজাতির প্রকারভেদ ও বিবর্তনের বাস্তব বিভিন্ন উদাহরণ । সুললিত ভাষায় প্রজাতির বিবর্তনের নান দিক তুলে ধরা হয়েছে এখানে । আকারে ছোট হলেও বইটি তাৎপর্যে বিশাল ।
তারা শয়তানের মত , যে মানুষকে কাফের হতে বলে । অতঃপর যখন সে কাফের হয় , তখন শয়তান বলেঃ তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই । আমি বিশ্বপালনকর্তা আল্লাহ তা ' আলাকে ভয় করি ।
আমগাছে শতভাগ মুকুল আসা ভাল না । এতে ফলন ব্যাহত হয় । তাই শতভাগ মুকুলায়িত আমগাছের চারদিক থেকে ৫০ % মুকুল ফোটার আগেই ভেঙে দিতে হবে । এতে ভাঙা অংশে নতুন কুশি গজাবে এবং পরবর্তী বছরে ওই সব ডগায় ফুল আসবে , আম আসবে ।
ফন্ট স্টাইল কমান । একটা কন্সিস্টেন্ট লুক যাতে থাকে ।
জামাত ষ্টাইলে এরা আজ ব্লোগকেও গ্রাস করতে চাইছেনাতো ?
সভায় জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম ফারুক শাহীন বলেন : দেশ বাঁচাতে , দেশের সার্বভৌমত্ব বাঁচাতে শহীদ জিয়ার আদর্শের দল বিএনপির হয়ে কাজ করার কোন বিকল্প নেই । তাই বেগম জিয়ার হাতকে শক্তিশালী করতে বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র গঠন করা হয়েছে । আমরা বেগম জিয়ার সফরকে সফল করতে সার্বিক ভাবে সাহায্য করব । তবে তিনি হুশিয়ার করে বলেন : কোন বাকশালী চক্র ষড়যন্ত্রের ফাঁদ পাততে পারে তাই সকলকে প্রস্তুত থাকতে হবে । বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের সদস্যবৃন্দরা যে কোন ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে পারেন বলে ও তিনি জানান । সভায় উপদেষ্টা খন্দকার রেজোয়ান ও একই মনোভাব পোষন করেন ।
এ সময় ছাত্রলীগ কর্মীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া - পাল্টা ধাওয়াকালে ইটের আঘাতে ছাত্রদলের কেন্দ্রীয় সহছাত্রী বিষয়ক সম্পাদক শওকত আরা উর্মি , মৌসুমী মৌ , আসলাম , সোহেল শিকদার , সাব্বির আহত হয় । একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় । কয়েকজন নেতাকর্মী ইসলামিক স্টাডিজ বিভাগে শিক্ষকদের কক্ষে আশ্রয় নিলে ছাত্রলীগ কর্মীরা সেখানে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায় । এসময় বিভাগে ক্লাসরত সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । পরে পুলিশ সেখান থেকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জগন্নাথ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল আশরাফ মামুন , মাহবুবুর রহমান রবি , ছাত্রদল কর্মী জিয়াউল হাসান সোহেল ও আসাদুল্ল াহ নামে বহিরাগত ( ঢাকা কলেজের ) এক ছাত্রকে আটক করে । এছাড়াও পুলিশ শিবির সন্দেহে আরাফাত আলী নামে এক ছাত্রকে এবং আরও দুজন ছাত্রদল কর্মীকে আটক করে বলে কোতোয়ালি থানার অপারেশন অফিসার মাহমুদুল হক জানান ।
ইউনিজয়ের জন্য আইবাস ব্যবহার করুন । সফটওয়্যার সেন্টার থেকে ibus - m17n ইন্সটল করে নিন । বামদিকের কোনায় ক্লিক করে লিখুন ibus , আইবাসে ক্লিক করে চালু করুন । কোন কী - বোর্ড লে - আউট ব্যবহার করবেন সেটা সিলেক্ট করে দিন - এক্ষেত্রে একুশে ইউনিজয় । terminal খুলে লিখুন im - switch , যে উইন্ডো আসবে সেখানে ibus সিলেক্ট করে দিয়ে ok করে বের হয়ে আসুন । পিসি রিস্টার্ট বা সেশন রিস্টাস্ট করুন । এবার ctrl + space চেপে লিখতে পারবেন । আপনার ফলো করা টিউটো অনেক পুরানো , ৯ . ১০ থেকেই এটা আর কাজ করে না ! মজার ব্যাপার টিউটোর ছবিগুলো আমার ব্লগ থেকে নেয়া
ফাইলটিকে leafpad . desktop নাম দিয়ে যেখানে খুশি রেখে দিন । এবার restart দিয়ে leafpad চালু করুন আর মনের সুখে বাংলা লিখে যান । ctrl + space দিলেই অভ্র চলে আসবে । আর অনেকটা একই কায়দায় আপনি লিনাক্সের প্রায় সব distroতেই অভ্র use করতে পারবেন । শুধু package installationএর ব্যাপারটা ভিন্ন হতে পারে । আমি mandrivaতেও অভ্র দিয়ে কোন ঝামেলা ছাড়াই বাংলা লিখেছি ।
চাটিকিয়াং রুমান বলেছেন : ছবিগুলো মজাদার তবে এগুলো কিভাবে 4D হয় বুঝলাম না । পোষ্টে প্লাস । + + + +
লেখক বলেছেন : ক্রোমে বেশ জটিল প্রক্রিয়া । তাই মজিলা ব্যবহার করেন । তারপরেও চাইলে আমারে মেইল করেন ।
রাজাকার এর কি নতুন কোন সংগা বের হচ্ছে ? প্রতিদিন ই তো নতুন নতুন কত কিছুই শিখছি । সত্যি বলতে কোন কোন দিন হাসি চেপে রাখা দায় হয়ে পড়ে খুব । এই যেমন কয়েকদিন আগে কালের কন্ঠে আবদুল গাফফার চৌধুরী একটি লেখায় বললেন , বঙ্গবন্ধু এর খুনী কারা তা তিনি প্রায় ৩০ বছর আগেই . . .
চারুলতা - পরবর্তী বছরগুলোতে সত্যজিৎ ছিলেন বৈচিত্র্যের সন্ধানী ; এসময় কল্পকাহিনী ও গোয়েন্দা কাহিনী থেকে শুরু করে ঐতিহাসিক ছবিও তিনি বানান । এ পর্বে তিনি তাঁর ছবিগুলোতে প্রচুর পরীক্ষা নিরীক্ষা চালান , এবং সমকালীন ভারতীয় জীবনের বিভিন্ন দিকগুলো তাঁর ছবিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন । এ পর্বে তাঁর প্রথম প্রধান চলচ্চিত্র ছিল নায়ক , যার বিষয় ছিল এক চলচ্চিত্র তারকার সাথে এক সহানুভূতিশীল তরুণী সাংবাদিকের রেলযাত্রার সময়কার সাক্ষাৎ ও সংলাপ । উত্তম কুমার ও শর্মিলা ঠাকুর অভিনীত এই ছবিতে ট্রেন যাত্রার ২৪ ঘণ্টার পরিসরে এক আপাতসফল চলচ্চিত্র তারকার মনের অন্তর্সংঘাতগুলো উন্মোচন করা হয় । ছবিটি বার্লিনে সমালোচকদের পুরস্কার জিতলেও এটি নিয়ে তেমন আর কোন প্রতিক্রিয়া হয়নি । [ ২৬ ] ১৯৬৭ সালে সত্যজিৎ দি এলিয়েন নামের একটি ছবির জন্য চিত্রনাট্য লেখেন । যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ প্রযোজনার এই ছবিটির প্রযোজক ছিল কলাম্বিয়া পিকচার্স এবং পিটার সেলার্স ও মার্লোন ব্রান্ডো ছবিটির প্রধান অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন । কিন্তু চিত্রনাট্য লেখা শেষ করার পর সত্যজিৎ জানতে পারেন যে সেটির স্বত্ব তার নয় ও এর জন্য তিনি কোন সম্মানীও পাবেন না । পরবর্তীকালে মার্লোন ব্র্যান্ডো প্রকল্পটি ত্যাগ করেন । তাঁর স্থানে জেমস কোবার্নকে আনার চেষ্টা করা হয় , কিন্তু ততদিনে সত্যজিতের আশাভঙ্গ ঘটে এবং তিনি কলকাতায় ফিরে আসেন । [ ২৭ ] পরে ৭০ ও ৮০ - র দশকে কলাম্বিয়া বহুবার প্রকল্পটি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা করে ব্যর্থ হয় । ১৯৮২ সালে যখন ই . টি . দ্য এক্সট্রা - টেরেস্ট্রিয়াল মুক্তি পায় , তখন অনেকেই ছবিটির সাথে সত্যজিতের লেখা চিত্রনাট্যের মিল খুঁজে পান । সত্যজিৎ ১৯৮০ সালে সাইট অ্যান্ড সাউন্ড ম্যগাজিনে লেখা একটি ফিচারে প্রকল্পটির ব্যর্থতা নিয়ে কথা বলেন ও পরে সত্যজিতের জীবনী লেখক অ্যান্ড্রু রবিনসন এ ঘটনার ওপর আরও বিস্তারিত লেখেন ( ১৯৮৯ সালে প্রকাশিত দি ইনার আই - এ ) । সত্যজিৎ বিশ্বাস করতেন যে তাঁর লেখা দি এলিয়েন - এর চিত্রনাট্যটির মাইমোগ্রাফ কপি সারা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে না পড়লে স্পিলবার্গের ছবিটি বানানো হয়ত সম্ভব হত না । [ ২৮ ]
তাই অনতিবিলম্বে ভোটার তালিকা প্রণয়নের আইন অতিদ্রুত পরিবর্তন করে অথবা বৈধ যে কোন উপায় অবলম্বন করে ৭০ লক্ষাধিক প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করতে সরকারকে অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করতে হবে ।
মেয়েটাঃ আমি তোর মন খারাপ করে দিয়েছি । আমার তোকে এগুলো বলা ঠিক হয় নাই ।
ছাত্রলীগের চাপে ভর্তি বন্ধ , অধ্যক্ষ লাঞ্ছিত ছাত্রলীগের চাপের মুখে কলেজে ভর্তি বন্ধ ও অধ্যক্ষ লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজের শিক্ষকেরা গতকাল বুধবার থেকে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন । গতকাল শিক্ষকেরা কালো ব্যাচ ধারণ করে মানববন্ধন ও মৌন মিছিল করেন । মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন । বুলবুল কলেজের শিক্ষকদের প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সরকারি মহিলা কলেজের শিক্ষকেরাও গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন । পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষকেরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন । সরকারি শহীদ বুলবুল কলেজ কর্তৃপক্ষ বলছে , ছাত্রলীগ নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষার্থী ভর্তির দাবি তুলে বিশৃঙ্খলা সৃষ্টি করায় বাধ্য হয়ে ভর্তি - প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে । তবে এ অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ । গত মঙ্গলবার কলেজ অধ্যক্ষ সৈয়দ আনোয়ারুল ইসলাম অভিযোগ করেন , বেলা আড়াইটার দিকে তিনি কলেজ থেকে বাসায় ফিরছিলেন । পথে জুবলি ট্যাঙ্ক এলাকায় ছাত্রলীগের নেতারা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন । বুলবুল কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো . আবদুর রাজ্জাক জানান , ঘটনার পর মঙ্গলবার বিকেলে কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষক পরিষদের এক জরুরি সভা হয় । সভায় সব শিক্ষক - কর্মচারী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন । যতক্ষণ না দোষীদের গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষকেরা কালো ব্যাচ ধারণ করে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনসহ শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচির সিদ্ধান্ত নেন । যার পরিপ্রেক্ষিতে গতকাল সকালে কলেজের সব শিক্ষক - কর্মচারী কলেজের সামনে আতাইকুলা সড়কে মানববন্ধন করেন । এ সময় শিক্ষার্থীরা শিক্ষক - কর্মচারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন । প্রায় ৩০ মিনিট স্থায়ী মানববন্ধন শেষে শিক্ষক - কর্মচারীরা মৌন মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন । জেলা প্রশাসক এ এফ এম মনজুর কাদির স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন । বুলবুল কলেজের ঘটনার প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ , সরকারি মহিলা কলেজসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক পরিষদ জরুরি সভা করে নানা কর্মসূচি ঘোষণা করেছে । সরকারি এডওয়ার্ড কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান জানান , গতকাল দুপুরে কলেজ শিক্ষক পরিষদের জরুরি সভায় অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন শিক্ষকেরা । সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ কে এম নূরুল ইসলাম জানান , শিক্ষক পরিষদের সভায় ঘটনার নিন্দা জানিয়ে এ কলেজের শিক্ষকেরাও অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেন । সরকারি শহীদ বুলবুল কলেজ ছাত্র সংসদের সহসভাপতি ও ছাত্রলীগের নেতা মো . মোর্শেদ আলম সব অভিযোগ অস্বীকার করে বলেন , ' এ ঘটনায় কলেজ ছাত্রলীগের নেতাদের কোনো হস্তক্ষেপ ছিল না । ছাত্রলীগ নামধারী বহিরাগত ক্যাডাররা এ ঘটনা ঘটিয়েছে । ' এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম সাইদুল হক বলেন , ' আওয়ামী লীগ কখনোই এ ধরনের ঘটনা সমর্থন করে না । ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক তার শাস্তি হওয়া উচিত । আমরা দোষীদের শনাক্ত করার চেষ্টা করছি । ' http : / / www . prothom - alo . com / detail / date / 2010 - 06 - 24 / news / 73339
পৃথিবীর একমাত্র জীবন্ত ক্লোরোফার্ম গাছ , অবস্থানঃ বাংলাদেশের লাউয়াছড়া ন্যাশনাল পার্ক । পৃথিবীতে এখন পর্যন্ত মাত্র ৩টি ক্লোরোফার্ম গাছের সন্ধান পাওয়াগেছে । একটি দক্ষিণ আফ্রিকায় অন্যটি ২টি বাংলাদেশের লাউয়াছড়া ন্যাশনাল পার্কে । বাংলাদেশের ১টি ও দক্ষিণ আফ্রিকার ' টি ইতোমধ্যে মারা গেছে । এটি মারা গেলে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে ক্লোরোফার্ম গাছ ।
: . গৃহ হারা বলেছেন : আপনি দেশের জন্য ভাবেন দেখে ভালো লাগল ! কিন্তু আমার মনে হয় আপনার এই ভাবনা টা বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাব বিস্তার কারী উপাদান হল বাংলাদেশ ফুটবল টিমের সফলতা বা ব্যার্থতা ! আপনার তথ্য মতে বাংলাদেশ ফুটবল টিমের সফলতা ২০২২ সালের বিশ্বকাপ আয়োজক কাতার এর সাথে ৯৮ / ৯৯ সালের দিকে ড্র করা ! আমার মনে হয় না এটা বলার মতো কোন সফলতা ! আর ফুটবল ইতিহাসের এই রকম সফলতা নিয়ে এই রকম চিন্তা করা নিছকই বোকামি ! যাই হউক আমার মনে হয় আপনি অনেক বেশি Virtual থিঙ্কিং লাইক করেন ! যা বাস্তবতার চাইতে আলাদা !
এরকম নির্ভেজাল আনন্দ অমিত অনেকদিন পাইনি । অবশ্য মাহমুদের জন্য এরকম পাগলামি নতুন কিছুই নয় । সে এসবে খুবই অভ্যস্ত । অমিতের মনে হল মাঝে মাঝে তৃতীয় বিশ্বের অর্থনৈতিক পলিসি বা অবকাঠামোগত উন্নয়ন কিভাবে সম্ভব সেসব না ভেবে কিছুটা সময় এরকম মাহমুদের মত মন যা চায় তা করলে খারাপ হয় না আসলে , মনটা একটু রিল্যাক্সড হয় বরং । গাড়ীতে তার জিমে যাওয়ার জন্য স্পর্টস - উইয়ার থাকে সবসময়ই , এক্সট্রা পেয়ারও আছে । মাহমুদ আর অমিত নোংরা কাপড় পরিবর্তন করে গাড়ীতে উঠে বসল ।
কাহিনী যেভাবে গড়ে উঠছে তা পড়ে খুব ভাল লাগছে , কারন প্রতিটা অংশেই কাহিনীর ভাব পাল্টে যাচ্ছে । তাই অনুমান করা যাচ্ছে না এরপর কি হবে : - ? ।
কিছুদিন আগে হঠাৎই পরিকল্পনা করলাম রংপুরে শ্বশুড়বাড়ি হয়ে পার্বতীপুর নিজের গ্রামের বাড়িতে যাওয়ার । সেই অনুসারে এক রৌদ্রজ্জ্বল সকালে ঢাকা থেকে রওনা হলাম রংপুরের উদ্দেশ্যে । রংপুর থেকে পার্বতীপুর হয়ে ফুলবাড়ি স্বপ্নপুরীতে যাওয়ার পথের কিছু ছবি সবার সাথে শেয়ার করছি । রংপুর থেকে পার্বতীপুর যাওয়ার পথে সরষে ক্ষেত । অদ্ভুত সুন্দর একটা
টেক ফিকশান » Rubel Oron » ২২ ফেব্রুয়ারি , ২০১১ » 30 টি মন্তব্য » 502 বার দেখা হয়েছে
১২৯ বার পঠিত | ২৮ টি মন্তব্য | রেটিং + ২ / - ০ | বাকিটুকু পড়ুন |
নতুন জন্ম হবেই , কেউ পাবেনা সেটাকে রোধ করতে । নতুনকে স্বাগত জানাই । তোমার হলো শুরু , আমার হলো সারা । জন্ম আর মৃত্যুর দ্বারাই এগিয়ে চলছে এই বিশ্ব । মৃত্যুর পরও সুন্দর । যারা মহৎ , তাদের মৃত্যুর পরও তাদের সুন্দর কাজের দ্বারা তারা আমাদের হৃদয়ে আজীবন সুন্দর হয়েই বেঁচে থাকেন । আমার আরো ফটোব্লগ এখানে আছে । ।
চুলপড়া সমস্যা নিয়ে অনেকে লেখেন , অনেকে চিকিত্সা করেন । স্কিন বিশেষজ্ঞগণকে চুলপড়া সমস্যা নিয়ে পড়তে হয় । চুলপড়া সমস্যার সমাধানে বিভিন্ন দেশে বিশেষজ্ঞ আছেন । তারা শুধুমাত্র চুলপড়া সমস্যা ছাড়া অন্যকোন রোগী দেখেন না অথবা দেখার সময় পাননা । আমারও ইচ্ছ ছিলো শুধুমাত্র চুলপড়া সমস্যার বিশেষজ্ঞ হিসেবে ( ট্রাইকোলজিস্ট ) বাংলাদেশে প্রাকটিস করবো । কিন্তু শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত বদলাতে হয়েছে । ট্রাইকোলজিস্ট হবার ইচ্ছার পেছনে যুক্তিও ছিলো । যুক্তরাষ্ট্রে লেজার ও কসমেটিক সার্জারীর ওপর ফেলোশীপ করার সময় হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারীর ওপর ডিপ্লোমা করি । আমার বস ছিলেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক বারনার্ড কোহেন । তিনি মায়ামী বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রেফেসর অব ডার্মাটোলজি । এছাড়া সিঙ্গাপুরেও চুলপড়া সমস্যার ওপর দীর্ঘ প্রশিক্ষণ নেই । অধ্যাপক বার্নাড কোহেন চুলপড়া সমস্যার রোগীদের কনস্যাল্টেশনের সময় আমাকে অবজারভার হিসেবে থাকার অনুমতি দেন । যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে প্রথম দু ' বছর শুধু চুলপড়া সমস্যার রোগীই দেখতাম । কিন্তু শেষ পর্যন্ত আর হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারী করা হয়নি । জেনারেল ডার্মাটোলজি , লেজার , কসমেটিক ডার্মাটোলজি এবং চুলপড়া সমস্যার সাধারণ চিকিত্সা ও পরামর্শের মধ্যে সীমাবদ্ধ আছি । তবে অধ্যাপক বারনার্ড কোহেনের একটা আদেশ অক্ষরে অক্ষরে স্মরণ করি । তিনি বলতেন চুলপড়া কোন রোগ নয় , তাই এর কোন সুনির্দিষ্ট চিকিত্সা নেই । শরীরের অন্যান্য নানা কারণে এমনকি প্রবল মানসিক চাপ থেকেও চুলপড়তে পারে । তাই চুলপড়ার কারণ বের করে চিকিত্সা দিতে হবে । যেমন : বংশগত কারণে চুলপড়তে পারে , হরমোনের কারণে চুলপড়তে পারে , নিউট্রিশনাল ডেফিসিয়ান্সির কারণে চুলপড়তে পারে । এছাড়া শরীরের কোন ইন্টারনাল ডিজিজ থাকলেও চুলপড়তে পারে । মাথায় কোন চর্মরোগ , খুশকি , হলেও চুল পড়তে পারে । চুলপড়া যেমন কোন রোগ নয় , তেমনি চুলপড়ার কোন সুনির্দিষ্ট চিকিত্সাও নেই । বেশীরভাগ ক্ষেত্রে চুলপড়ার সমস্যার ক্ষেত্রে রোগীরা ভুল চিকিত্সার শিকার হয় । কোন প্রকার চিকিত্সা ছাড়াই চুলের বিজ্ঞান সম্মত পরিচর্যা করলে চুলপড়া বহুলাংশে কমে । তবে অনেক ক্ষেত্রে চুলের আগা ফেটে যায় , চুলের কান্ড ভেঙ্গে যায় অথবা গোড়াসহ চুল উঠে যায় । এসব ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাব হতে পারে । এছাড়া চুলের অনেক সমস্যা আছে যা শুধুমাত্র একটি ভালো কন্ডিশনার ব্যবহার করলেই চলে । চুলের নানা ধরণ আছে । আজকাল অনেক ডার্মাটোলজিস্ট চুলের সমস্যা নিরুপণে হেয়ার এনালাইজার ব্যবহার করেন । মোটকথা চুলপড়া সমস্যা , চুলের আগা ফেটে যাওয়া , চুলপড়া , চুলের গোড়াসহ চুল উঠা যে কোন ধরণের সমস্যা হোক না কেন কোন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শ ব্যতীত চুলে কোন ধরণের ওষুধ বা হারবাল লোশন ব্যবহার করবেন না । এতে হিতে বিপরীত হতে পারে । আগামীতে চুলের নানা সমস্যা নিয়ে ধারাবাহিক লেখার ইচ্ছা আছে ।
কথা : নাজিম মাহ্মুদ সুর : সাধন সরকার জীবনের ছককাটা চত্বর কাঠ ফাটা রোদ্দুরে পুড়ছে কুয়াশার স্বাক্ষর ধোঁয়াটে মনের আকাশ কোণে উড়ছে । জীবন দাবার এই খেলাতে প্রহরের নাই কোন স্বস্তি এলোমেলো চাল শুধু মেলাতে কালের চাকায় ওই ঘুরছে । । মানুষের শুধুই কি পরাজয় নিয়তির হাতে চির বন্দী ব্যর্থতা হতাশায় দিন রাত ন্যায় - অন্যায়ের এই সন্ধি । সেই ছকে তুমি আমি সব্বাই পরাস্ত রাজা এক পলাতক ঘুরে মরি যদি কোন পথ পাই ক্ষীণ আশা তাই মন জুড়ছে । ।
গ্রেফতার অভিযান যেভাবে চালানো হয় পুলিশ বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর নিয়ে এবং ওই ঘাতক তোফায়েলের ব্যবহিত মোবাইল ফোন ট্রেকের মাধ্যমে মানিকগঞ্জ , দিনাজপুর , টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় এক টানা ৯ দিনের অভিযানের পর জামালপুর সদর উপজেলার বেলটিয়া দরিপাড়া এলাকার দুলাল মিয়ার বাড়ি থেকে ঘাতক তোফায়েলকে গ্রেফতার করতে সক্ষম হয় ।
প্রজাপতি বলেছেন : আমি দিদি , ধন্যবাদ রাজ দা ।
এই কোশ্চেন টা আরো আগে করতেন , নাস্তিক - আস্তিকদের প্রিয় টপিক এইটা । গ্যাজাইতাম বইসা বইসা ।
অনেক দেশের শিল্প সংস্কৃতির উপর প্রাচীন গ্রিসের শিল্পের প্রভাব দেখা যায় সেই প্রাচীন সময় থেকে আজ পর্যন্ত , বিশেষত ভাস্কর্য এবং স্থাপত্য শিল্পে । পশ্চিমের রোমান সাম্রাজ্যের শিল্পের বেশির ভাগই গ্রিসের নমুনায় বা নমুনা থেকে নেয়া । পূর্বের মধ্য এশিয়া , গ্রিক এবং ভারতীয় সংস্কৃতি তৈরী করেছিল গ্রিকো - বুদ্ধিস্ট শিল্প যা জাপান পর্যন্ত যায় । এগুলোর সূচনা হয়েছিল মহান আলেক্সান্ডারের বিজয়ের অভিযানের মধ্য দিয়ে । ইউরোপে রেঁনেসার যুগে ইউরোপিয় শিল্পীরা অনুপ্রাণিত হয়েছিল গ্রিকদের শিল্প দ্বারা । ঊনবিংশ শতাব্দির মধ্যে সনাতনি ঐতিহ্য যেগুলো পশ্চিমা বিশ্বে তৈরি হয় সেগুলো গ্রিসদের থেকে প্রাপ্ত ।
ঠিকাদারি না পাওয়ায় ঝিনাইদহ - ৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্যের ছোট ভাই দেশের বৃহত্তম বীজ উত্পাদন খামার দত্তনগর ফার্মে হামলা চালিয়ে উপপরিচালকের বাসা ও অফিস তছনছ করেছে । এমপির ভাইয়ের হাতে কর্মরত রাজমিস্ত্রি , ফার্মের গার্ড ও অফিস পিয়নসহ চারজন আহত হয়েছেন ।
লেখক বলেছেন : আপনার জন্যও শুভ কামনা রইলো . . . . . যতটুকু লিখবো সাধারন ব্লগারদের জন্যই লিখে যাবো যাতে আওয়ামী ইতিহাসের চর দখলের খপ্পরে ওরা ভুল না বোঝে সাথে থাকবেন
হোম » দশদিক » ধর্ম ও জীবন » ইসলামের আদর্শ : ইনসাফ ও ন্যায়বিচার
নিজ দলের নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগে এমপি পলক বলেন , এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা । মহাজোটের সিদ্ধান্ত অনুযায়ী আ ' লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে । আর পৌর নির্বাচনে আ ' লীগের বিজয় সুনিশ্চিত জেনে একটি মহল এই মানুষটিকে ব্যবহার করে ফায়দা লোটার চেষ্টা করছে । তবে দলের সাংগঠনিক বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।
শিরোনাম দেইখ্যা অন্যটাইপ পোষ্ট মনে করছিলাম । পোষ্ট পইড়া যেই বক্তব্য দেওনের তা কাওছাররের মন্তব্যের জবাবে দেয়া আছে ।
সকল অথবা কিছু সংখ্যক ফাইন এগ্রিগেট পরিত্যগের মাধ্যমে এই কংক্রিট তৈরি করা হয় । অবশিষ্ট এগ্রিগেট সামান্য পরিমান পোর্টল্যান্ড সিমেন্ট দিয়ে আবদ্ধ করা হয় ।
লেখক বলেছেন : খাইছে . . . অনেক অনেক ধন্যবাদ । আপনার ছবি দেইখা আন্দাজ কর্লাম আপনে কেমনে হাসতেছেন
জাকির নায়েকরা নিশ্চিত , এতে করেই যুক্তরাষ্ট্রে ধর্ষণ একদম না - ই হয়ে যাবে । যেনবা , যুক্তরাষ্ট্রের মত দেশগুলোতে ধর্ষণের মূল কারণ নারীদের বেপর্দা থাকা বা হিজাব না পরা !
ভুল বললা ব্রাদার , ২০০৭ ওয়ার্ল্ড কাপ্ এ আমার বাংলাদেশের পারফরম্যান্স সবচেয়ে ভাল লেগেছে । বিশেষ করে ডেভ ওয়াটমোর আমাদের দলকে এমন একটা টিম বানায়া দিছে যে আমরা শুধু মারতে জানতাম । সেবার বাংলাদেশ ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা কে হারিয়েছিল এবং খুব ভালভাবেই হারিয়েছিল এবং আশরাফুল এর সেই ৮৭ রানের বিধংসী ইনিংস । তখন আশরাফুল ই ছিল একমাত্র আশাভরসা । এর পর তো ডেভ ওয়াটমোর চলে যায় । আর এখন দলের প্লেয়ারদের ধৈর্য দেখে আমি অবাক । এরা কি একটুও ধৈর্য নিয়ে খেলা খেলতে পারে না । আর অনেকে বলবে বাংলাদেশ আনপ্রেডিক্টেবল টিম । এরকম আনপ্রেডিক্টবলের দরকার নাই যারা এক ম্যাচ এমনভাবে জিতে এবং পরে এমনভাবে হারে যা কভার হইতে দুই সপ্তাহ লাগে । হার সমস্যা নাই কিন্তু তোমরা অন্তত তোমাদের র্যাঙ্কিং এর দিকে খেয়াল রাখ । আমি জানি তোমরাই এখানে এনেছ বাংলাদেশকে । কিন্তু তোমাদেরই দায়িত্ত এটাকে অক্ষুন্ন রাখা । নাহলে এত আশা দেখাও কেন . . . . . . . . . । আসলে পরপর দুইবার এভাবে লজ্জাজনক ভাবে হারায় আমি অনেক ব্যাথিত । আগেরবার সাকিব ওয়েস্ট ইন্ডিজ এর সাথে খারাপভাবে হারার পর বলেছিল খারাপ দিন আসতেই পারে । সবারই আসে । এটা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে খারাপ দিন । এখন সাকিব কি বলবে যেকোনো টিমের এক ওয়ার্ল্ড কাপে দুইবার খারাপ দিন আসতে পারে । । আমি জানি তোমরা সাউথ আফ্রিকার সাথে পারবে না তারপরও একটু রয়ে শয়ে খেল ভাই । আর তামিম ওরে যে কি করব প্রতি ম্যাচের আগে সে বলে আমি সেই করব , ইতিহাস গড়ব , ১০০ করব । এগুলা তো বলার দরকার নাই । যদি তুমি ভাল খেল তাহলে মানুষ ও সাংবাদিকরাই বলবে তামিম আজকে ১০০ করবে । যা হোক কিছু বলার নাই । তাই বলে ওয়ার্ল্ড কাপ দেখা ছেড়ে দেব তা হয় না ।
আসলে আমাদের , বাঙ্গালীদের , ব্যবসা সম্বন্ধে সম্যক ধারণা বদলাতে হবে । ঋণ আর দানের ফারাক বুঝতে হবে । গ্রহীতার কাছে ঋণ , দানের চেয়ে অনেক বেশী সম্মানের ।
চাটিকিয়াং রুমান বলেছেন : কি ব্যাপার ? ? আমার তো কক্সবাজার থাকার কথা না এখন ? ? আমি তো গত রাতেই অফিস থেকে বের হয়ে বন্ধু ( অজিত , তির্যক ) দের নিয়া লস - এন্জেলস এ যাচ্ছিলাম ! ! তাহলে আমি কিভাবে কক্সবাজার থাকি ? ? এই অংশটা পড়ে মনে হল - গল্পের নায়ক ' স্বপ্ন ' দেখছিল ।
Download XML • Download text