ben-17
ben-17
View options
Tags:
Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.
দেশের থেকে ডোমেন কিনলে কি একবারে চার বা পাঁচ বছরের জন্য রেজিষ্টার করা সম্ভব । যদি যায় তাহলে . com ও . gov . bd ডোমেন এর জন্য কতটাকা লাগবে যদি জানাতেন তাহলে ভাল হতো ।
অথবা এমন হতে পারে যে , আপনার দু ' টি সন্তান হয়েছে , আপনার স্বামী একজন সরকারি কর্মচারী , সীমিত আয়ে সুন্দর করে সংসার গড়ার দায়িত্ব আপনার ওপর এর ওপর বাড়তি চাপ , প্রায় সংসারে হয়তো স্বামীর বা আপনার মা আছেন , দু - একটি ভাইবোন থাকাটাও খুব স্বাভাবিকের মধ্যেই আপনাকে মানিয়ে চলতে হবে । সুন্দরভাবে জীবনকে গড়তে হবে । স্বামী তো মাসশেষে টাকা এনে আপনার হাতে তুলে দিয়েই খালাস , সুতরাং আপনি সচেতন হোন । পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহণ করে সংসারকে ছোট রাখুন । দেখবেন সীমিত আয়ের মধ্যেও আপনি সুন্দর করে গুছিয়ে সংসার চালাতে পারবেন ।
তির্যক বলেছেন : জেনারেশন ভাই যাহা বলিয়াছেন উহাই আমার বক্তব্য
মাথা গরম হয়ে গেছে তাও বুজিতেছি না বাকি গুলি
বলিউড তারকাদের কোন কিছুই গোপন থাকেনা । এনিয়ে তাদের জীবনে অনেক বিপত্তিও ঘটে । সবর্বশেষ জানা গেলো অস্ট্রেলিয়ান ফাস্টবোলার ব্রেটলির সাথে বলিউড তারকা অভিনেত্রি ও আইপিএল এর একটি দলের মালিক প্রিতি জিনতা একান্ত সময় কাটিয়েছেন ।
* বাংলাদেশের নদী - সৌন্দর্য * নদীসংলগ্ন জনজীবন * নদী ভিত্তিক খেলা * নদী দূষণ * বাংলাদেশের নদী বাঁচাতে সচেতনতা
গ্রীষ্মের দিন গুলোতে মানুষ যখন অসহ্য গরমে ছটফট করে তখন বর্ষা আসে প্রবল গরজনের মাধমে মনে আতঙ্ক জাগিয়ে । বাংলার আকাশ ও বাতাস এক নতুন খেলায় মেতে ওঠে । গুরু গুরু গরজনে চারদিক মুখরিত হয় । আকাশের বুক চিরে বৃষ্টি নেমে আসে । আর প্রকৃতি সাজে নতুন সাজে । মাঝিদের কনঠে ওঠে ভাটিয়ালি গান । আর কৃষক ব্যস্ত থাকে ফসল তোলার কাজে ।
এই একটি গল্প বাদ দিলে বইটিকে মোটামুটি সফল বলা যেতে পারে । লেখকের বর্ণনা বেশিরভাগ সময় হূদয় ছুঁয়ে গেলেও কখনো কখনো একটু বাড়াবাড়ির মতো ঠেকেছে । গদ্য বলেই হয়তো কিছু কিছু শব্দচয়ন কখনো কখনো বাক্যগুলোকে দুর্বল করে ফেলেছে । তবুও প্রথম বই দিয়ে তিনি পাঠকের দৃষ্টি কাড়তে সক্ষম হবেন বলে ধারণা করাটা অবান্তর হবে না ।
ইউনিয়ন ৩৮টি , ১৪৫৫টি মৌজা এবং ৩টি পৌরসভা নিয়ে রংপুর জেলা গঠিত । রংপুর জেলাকে বৃহত্তর বঙ্গপ্লাবন ভূমির অংশ মনে করা হয় । ভুগঠন অনুযায়ী রংপুর - দিনাজপুর অঞ্চলের ভূ - প্রকৃতিকে তিন ভাগে ভাগ করা হয়েছে -
পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালী থেকে প্রকাশিত দৈনিক তেতুলিয়া কার্যালয় ও ওই পত্রিকার সম্পাদকের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা ব্যাপক ভাংচুর করেছে । এতে ওই প্রতিষ্ঠানের লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ জানায় । বুধবার রাত সাড়ে ১০টার দিকে ৩০ / ৩৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী সদর রোডে ওই পত্রিকা কার্যালয়ে হামলা চালায় । সন্ত্রাসীরা জয় বাংলা , জয় বঙ্গবন্ধু সেম্লাগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে । এ ব্যাপারে থানায় মামলা হয়েছে । প্রত্যক্ষদর্শীরা জানায় , অফিস বন্ধ করে সংবাদকর্মীরা চলে যাওয়ার সময় সন্ত্রাসীরা হামলা চালায় । এ সময় শহরে আতঙ্কের সৃষ্টি হয় । আশ - পাশের দোকানপাট বন্ধ হয়ে যায় । সন্ত্রাসীরা চলে যাওয়ার পর পুলিশ ও র্যাব ঘটনাস্থলে আসে । পুলিশ তাত্ক্ষণিকভাবে পুরো শহরে ব্যাপক ঝটিকা অভিযান চালায় । তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি । হামলার কারণ জানা যায়নি । দৈনিক তেঁতুলিয়া সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন জানান , অফিসের সামনের অংশ কুপিয়ে ঝাজরা করে ফেলেছে সন্ত্রাসীরা । পত্রিকার সাইনবোর্ডটিও ভেঙে রাস্তায় ফেলে রেখেছে তারা । তার ধারণা , সন্ত্রাসীদের বিরুদ্ধে একাধিক রিপোর্ট প্রকাশ করায় তারা এ হামলা চালাতে পারে । এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ জসিম উদ্দিন চিহ্নিত ৯ জন এবং অজ্ঞাত পরিচয় ৩০ / ৩৫ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন । http : / / www . amardeshonline . com / pages / details / 2010 / 04 / 02 / 25518
প্রজন্ম ফোরাম » সাহিত্য - সংস্কৃতি » এয়ারটেল এর প্রথম বিজ্ঞাপন
তাই , বিধিমতে আপনার এই পোস্ট টিকে প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হচ্ছে । তবে আপনার ব্যক্তিগত ব্লগে এই লেখাটিকে খুঁজে পাবেন ।
ড্রাইভ ট্রেইনকে প্রধানত নিম্নোক্ত চারটি ভাগে ভাগ করা যায়ঃ
সত্য সন্ধানী আমি বলেছেন : বাংলা ব্লগিং জগতে বিশ্বাসের বড়ই অভাব । সেখানে আপনি আমার এক কমেন্টেই বিশ্বাস করলেন । ধন্যবাদ ভাইভি ।
আপনার লেখার সত্যতা নিয়ে কোনই সন্দেহের অবকাশই নেই , বরং আমার ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে কিছুটা মিলে যায় ।
ছোট বেলায় Science class - এ জেনেছিলাম ঐ লতাগুলি আসলে কি আর কেন ওগুলি অন্য অবলম্বনকে আঁকড়ে ধরে । কিন্তু আমি অবাক হয়েছি যে , ওরা নিজেরাই নিজেদরকে অবলম্বন বানিয়েছে । তাও আবার ঐ গাছগুলোর লতা তিনটি খুব কাছাকাছি ছিলো , তাও নয় । বলতে গেলে ভালোই দুরে ছিলো । অথচ , তাও ওরা ওদের বাহুত্রয়কে একটি মধ্য বিন্দুতে মিলিত করেছে তিনজনকে সাপোর্ট দেবার জন্য । আবার এমনও নয় যে , মাঝে অন্য কোন অবলম্বন ছিলো । একদম শূন্য এক স্থানের মধ্য বিন্দুকে নির্ধারণ করেছে ওরা । আমিতো যেমন মুগ্ধ হয়েছি তেমনি অনেক কিছু শিখলাম গাছের এই একাতাবদ্ধতা দেখে । আল্লাহ্ আমাদের জন্য তাঁর এই প্রকৃতিতে না জানি আরো কতো কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন । আল্লাহ্ কোরআনে বলেছেন তাঁর প্রতিটি সৃষ্টিতে / নিদর্শনে নাকি চিন্তাশীলদের জন্য রয়েছে অনেক কিছু ।
মেজর ( অব . ) বজলুল হুদার বোন মাহফুজা পাশা লিজা কালের কণ্ঠকে জানান , দুপুরের পর কারা কর্তৃপক্ষ ফোন করে ভাইয়ের ( বজলুল হুদা ) সঙ্গে দেখা করতে আসতে বলে । তিনি বলেন , ' কয়জন আসব_জিজ্ঞেস করতেই তাগাদা দিয়ে বলা হয় , তাড়াতাড়ি আসেন । ' পরে তিনি ছাড়াও দুই ভাই কামরুল হুদা , নুরুল হুদা , বোন মাহমুদা ফেরদৌসসহ পরিবারের ২৩ সদস্য কারাগারে আসেন । দুই ভাগে তাঁরা দেখা করেছেন ।
এক মিনিট দীর্ঘ অপূর্ব এক ভিডিওতে অসাধারণভাবে প্রকাশ করা হয়েছে এই বক্তব্য ।
ছায়ানট বছরব্যাপী আয়োজন করে । আয়োজন শেষ হবে আগামী সোমবার । বক্তৃতা , গান , নৃত্য , আবৃত্তিপাঠ ও গীতিনাট্য পরিবেশনার মধ্যদিয়ে শেষ হবে এ আয়োজন । গত ১ ও ২ শ্রাবণ রবীন্দ্র উত্সবের মধ্য দিয়ে শুরু হয়েছিল এ আয়োজন ।
ঢাকা , ১০ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : যন্ত্রসভ্যতার সঙ্গে মানুষের দ্বন্দ্ব নিয়ে নির্মিত নাটক মুক্তধারা । উত্তরকুট ও শিবতরায় অঞ্চলের বাসিন্দাদের সম্পর্কের মাঝে রয়েছে টানাপোড়েন । শিবতরায় অঞ্চলের প্রজারা সহজ - সরল । অন্যদিকে উত্তরকুটের লোকজন কুটিল স্বভাবের । তারা সব সময় শিবতরায়ের প্রজাদেরকে দমিয়ে রাখতে চায় । দমিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যাবহার করা হয় মুক্তধারার জলকে । সেখানে বাঁধ নির্মাণ করে উত্তরকুটবাসী । বাঁধ নির্মাণের ফলে পানির সংকটে পড়ে শিবতরায়বাসী । সমস্যার সমাধানে এগিয়ে আসে উত্তরকুটের রাজপুত্র । মূলত এ নাটকে যন্ত্রের সঙ্গে মানবিকতার দ্বন্দ্ব দেখানো হয়েছে । এছাড়াও উন্নত বিশ্বের আগ্রাসী শিল্পায়নের কারণে পরিবেশ বিপর্যয়ের শিকার ছোট দেশগুলোর কথাও বর্ণিত হয়েছে নাটকে । বিশ্বায়নের প্রভাবে পরিবেশ বিপর্যয়ের বিষয়টি যেন রবীন্দ্রনাথ বহু বছর আগেই এ গল্পটিতে রূপকভাবে বর্ণনা করেছেন । ২৬ বছর পর ঠিক এমন কাহিনীটি নিয়েই রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক করেছে থিয়েটার । দলটির প্রয়োজনায় ৪৩তম এই নাটকের নাম মুক্তধারা । বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় রোববার সন্ধ্যায় মঞ্চস্থ হয় নাটকটি । কেন্দ্রীয় চরিত্রে ফেরদৌসী মজুমদার , ত্রপা মজুমজারসহ পুরতানদের সাথে অনেক নতুন কর্মীর সমন্বয়ে মঞ্চায়িত হয়েছে এ নাটকটি । সংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও শিল্পকলা একাডেমীর সহযোগিতায় নির্মিত নাটকটির নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ নূপুর । ( শীর্ষ নিউজ ডটকম / এমএইচ / এস / ২১ . ৫০ঘ . )
( ২ ) উপ - ধারা ( ১ ) এর অধীন আশ্রয়দান বা লুকাইয়া রাখিবার অপরাধ স্বামী , স্ত্রী , পুত্র , কন্যা , পিতা বা মাতা কর্তৃক হইলে , এই ধারার বিধান প্রযোজ্য হইবে না ।
মেহেদীগঞ্জের বাঁশ - বেত শিল্পের বিপ্লব : দৃষ্টিপ্রতিবন্ধী নারীরাও কাজ করে জীবিকা নির্বাহ করছে যতবার দেখা হয়েছে 24
ধর্মকারীতে পোস্টের সংখ্যা বাইশশো ছাড়িয়ে গেছে । এই সাইটের খোঁজ যেসব পাঠক সম্প্রতি পেয়েছেন বা ভবিষ্যতে পাবেন , তাঁদের পক্ষে আগে প্রকাশিত মজাদার পোস্টগুলো খুঁজে নেয়া ব্যাপক শ্রম - ও সময়সাধ্য ব্যাপার হবে ভেবেই হারানো - দিনের - পোস্ট ধরনের এই সিরিজের অবতারণা । পুরনো পাপীরাও এই সুযোগে স্মৃতিচারণ করে নিতে পারেন
লেখাই বাহুল্য , আবুল আহসান চৌধুরী কোথাও কোথাও পাঠকের আগ্রহ পূরণ করতে ব্যর্থ হয়েছেন । যেমন , এখানে লালন সম্পর্কে সামাজিক প্রতিক্রিয়ার আলোচনায় ঠাকুরবাড়ির ব্যাপারটি আরও সম্প্রসারণ করার প্রয়োজন ছিল । লালনের যে - ছবিটি আমরা অহরহ ব্যবহার করি , যে ছবিটি তাঁর চেহারা সম্পর্কে ধারণা পাওয়ার একমাত্র উৎস সেটি রবীন্দ্রনাথেরই ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের আঁকা ; লালনের গান ' প্রবাসী ' পত্রিকায় ছাপা হওয়ার মাধ্যমে শিক্ষিত বাঙালি জনগোষ্ঠীর চোখে পড়ে , সে কৃতিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের , তাঁর গানের খাতাগুলোও অবিকৃতভাবে পাওয়া গেছে রবীন্দ্রনাথের ব্যক্তিগত সংগ্রহ থেকে - এ সব তথ্য তিনি ছড়িয়েছিটিয়ে বিভিন্ন লেখায় উল্লেখ করলেও শিরোনামের দাবি অনুযায়ী প্রয়োজনীয় হলেও এ লেখাটিতে সেসব ব্যবহার করেন নি । এ লেখাতে তিনি উল্লেখ করেছেন , কাঙাল হরিনাথকে রক্ষা করার জন্যে এক জমিদারবাহিনীর বিরুদ্ধে লালন ও লালনঅনুসারীদের প্রতিরোধপ্রস্তুতি কথা - কিন্তু লেখেন নি তখন শিলাইদহে জমিদারী ছিল ঠাকুর পরিবারের । অথচ ঠাকুরপরিবারের সঙ্গে লালন আর কাঙাল হরিনাথের দ্বন্দ্বাত্মক সম্পর্ক নিয়ে গভীর আলোচনা থেকেই উঠে আসতে পারে তখনকার সমাজক্ষমতা ও বুদ্ধিবৃত্তি চর্চ্চার তথা সামাজিক প্রতিক্রিয়ার নতুন এক দিক । তিনি এ লেখাটিতে জানিয়েছেন , ' এই সংস্কার - আন্দোলনের প্রভাবে মীর মশাররফ হোসেনও বাউলদের সম্পর্কে অক্লেশে বলেছেন , ' এরা আসল শয়তান , কাফের , বেঈমান / তা কি তোমরা জান না ( সঙ্গীতলহরী ) । ' অথচ তাঁর ' মীর মশাররফ হোসেন : অন্তর্গত বাউল ' লেখায় মশাররফের এ মন্তব্য সম্পর্কে কোনও কিছুই লেখেন নি ।
দিনাজপুর , ২৩ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে । এতে ৯ ইউনিয়নেই বিএনপি সমর্থিত প্রার্থী চেয়ারম্যান হয়েছেন । বাকি ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন । বিএনপি সমর্থিত নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন - চেহেলগাজী ইউনিয়নে আনিসুর রহমান বাদশা । সুন্দরবন ইউনিয়নে আবু বকর সিদ্দিক । শেখপুরাতে ফরিদুল ইসলাম । শশরাতে রফিকুল ইসলাম । আউলিয়াপুরে আলমগীর হোসেন । উথরাইলে নুরুজ্জামান সরকার । শংকরপুরে মোকারম হোসেন । আষ্করপুরে আবু বক্কর সিদ্দিক । কমলপুরে মাজেদুর রহমান জুয়েল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । এছাড়া ফাজিলপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোবারক আলী নির্বাচিত হয়েছেন । উল্লেখ্য , গতকাল বুধবার সদর উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এমএল / রাজ / ১১ . ৪১ ঘ . )
বর্তমানে হযরত মোঃ ( সাঃ ) প্রবর্তিত ইসলাম ধর্মের চারটি স্তম্ভ রয়েছে য অবশ্যই পালনীয় - নামায , রোজা , হজ্জ , যাকাত । তবে এই চারটি স্তম্ভ তখনই ফরজ না অবশ্য পালনীয় হচ্ছে যখন আমি ঈমান বা ইসলাম ধর্মের উপর বিশ্বাস আনছি । ধরুন আমি নতুন ইসলাম ধর্ম গ্রহন করলাম । কিন্তু আমি এখন ইসলাম ধর্মের কোন পথ অবলম্বন করবো , তা নিয়েই তো মুশকিলে পড়ে গেলাম । কারন সুন্নী মুসলমান দের অনুষ্ঠান এক রকম , শীয়া মুসলমানদের অনুষ্ঠান আরেক রকম , আবার নেংটা শাহ্ এর অনুষ্ঠান আরেক রকম । কেউ আমাকে বলে রাসুলের সুন্নত ধর , তাহলেই পাক্কা মুসলমান হতে পারবে , কেউ বলছে হাসান হোসেন এর কবর পূজা কর , আবার কেউ বলছে গানের মধ্যেই আল্লাহ কে খুজে নাও , কেউ বলছে গান নিষেধ ইসলামে । কেউ বলছে সংসার কর এবং তার মাঝেই আল্লাহ কে খোজ , কেউ বলছে সংসার ত্যগ কর , এমন কি বসন ভূষনের মায়া কর না , আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও ।
অভ্যন্তরীণ দুর্নীতি প্রতিরোধ কমিটির সুপারিশে দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তাকে গুরুদণ্ড প্রদান করার কথা জানানো হয় । পরে জানা যায় এই কর্মকর্তা হচ্ছেন সহকারি পরিচালক জাকির হোসেন । জানা যায় , তার বেতন স্কেল কমিয়ে দেয়া হয়েছে কিন্তু কোনো পদাবনতি হয়নি । এছাড়া ঘুষ চাওয়ার অভিযোগে এক জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে ।
প্রথমবার তিনি কিছুক্ষণের জন্য সে বাড়িতে ঢুকতে পারেন । কিন্তু তখন তিনি লাদেনকে দেখতে পাননি । তার লক্ষ্য ছিল ডি এন এ স্যাম্পল সংগ্রহ করা কিন্তু তিনি তা করতে ব্যার্থ হন ।
২ কাজী আবদুল ওদুদ , নজরুল - প্রতিভা ( ঢাকা : ওরিয়েন্ট পাবলিশার্স
জন্মের আগেই আমার বাবার চিন্তা শুরু ছেলেকে আমার শিক্ষা দিবে কোন মহাজানী , মহাগুরু জন্মের পর মা আমার নানীকে ডেকে বলে - সোনাচান মানিক আমার ডাক্তারের মত হাসে । আমার ছেলে নিশ্চিত হবে বড় এক ডাক্তার সবাই চিনবে , জানবে , হবে খুব নাম তার । । ছেলে যখন কচি হাতে গাড়ি নিয়ে খেলে বাবা - মা সপ্ন দেখে - ইঞ্জিনিয়ার তার ছেলে ছেলে যখন সপ্ন দেখে - আমি হব নামকরা এক শিল্পী বাবা এসে ধমকে বলে - আইনস্টাইন হতে দোষ কি ? জীবন গড়ার স্বাধীনতা তোমায় দেয়া হয়েছে কি ? খাবে দাবে রুটিন মাফিক - ডোন্ট ডু এনি ফূর্তি । ছেলে যখন মাকে এসে বাবার কথা বলে ' ঠিক বলেছে ' - বলে মা মুচকি মুচকি হাসে । । সপ্ন ভাংগার মনোকষ্টে ছেলে যখন লুকিয়ে লুকিয়ে কাদে দাদী এসে হাত বুলিয়ে আদর করে বলে - ' বাছারে , তোর দাদা তোকে নিয়ে এই সপ্নই দেখে গেছে ' । । বড় চাচা গরজে উঠে হুংকার দিয়ে বলে - ' বংশপ্রদীপ হয়ে তুই একথা বললি কেমন করে ? ' সাতটা বাজে উঠেই ছেলে স্কুল পানে ছোটে এ + পাবার জন্যে ছেলে পাচটা কোচিং করে অতি চাপের মাঝে ছেলে রোগা হয়ে পড়ে বছর বাদে রেজাল্ট কার্ডে ফেলের খবর আসে । । টেনেটুনে মেট্রিক দিয়ে ছেলে কলেজে ঢোকে বাবা ভাবে - ' ক ' দিন বাদেই সব ঠিক হয়ে যাবে । ' সপ্ন ভাংগা ছেলে এখন দামী বিড়ি টানে নাইটপার্টি থেকে ছেলে গভীর রাতে ফেরে । । এইচ . এস . সি . দিয়ে ছেলে প্রাইমেটে কোচিং করে বাবা মা ভাবে - ছেলে আমার ক ' দিন বাদেই ডি . এম . সি . তে যাবে ড্যামকেয়ার ছেলে এই কথা শোনে আর মনের দুখে হাসে সপ্ন ভাংগার নীল বেদনায় শুধুই রাগে ফোঁসে । । ক ' দিন বাদেই রেজাল্ট দিলে সবাই মিলে ছোটে ওয়েবসাইটে নামের পাশে ফেলের চিহ্ন ভাসে । বাবা করে ত্যাজ্যপুত্র , মা ' যে শুধুই কাঁদে ছন্নছাড়া ছেলে এখন রাস্তা - ঘাটে ঘোরে । ।
দেখা গেল আমেরিকা বদলাইয়া গিয়া কইল , " হে বাংলাদেশ , আপনাকে আমরা আর শোষণ করব না । কারণ আমরা বদলে যেতে চাই । " তখন বদল প্রত্যাশী বঙ্গবাসীরা কী বলবে ? " না হুজুর আমেরিকা , আপনের দেখাদেখি আমরাও বদলাইয়া গেছি , আমরা বরং এখন শোষিত হওয়ারই পক্ষে । আমগো তেল গ্যাস সব নিয়া নেন ! "
: - O সবার স্টাইল বদল হয়েছে নাকি ? আমি তো প্রোফাইল থেকে শুধু আমার স্টাইল বদল করেছি । ডিফল্ট হিসেবে আগেরটাই থাকবে তবে যে কেউ তার প্রোফাইল মেনুর প্রদর্শন থেকে তা পরিবর্তন করতে পারবে ।
কব ি , চিকিৎসক এবং বহু গুণে গুনা ণ্বি ত সেরাজুল হক ১৯১৮ সালে অবিভ ক্ত বাংলার ( বর্তমান ভারতের ) জলপাইগুড়ি জেলাধীন ময়নাগুড়ি থানার মাধবডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন । তার পিতার নাম আইন উদ্দিন এবং মাতার নাম আমিরন নেছা । তিনি ১৯৩৬ সালে মেট্রিকুলে শন পাশ করেন এবং ১৯৩৯ সালে ঢাকা স্থ এগ্রিকালচার ইনসটিটিউশন থেকে কৃষি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের পর ১৯৪০ সালে ওভারশিয়ার হিসেবে ব্রিটিশ সরকারের অধীনে চাকুরীতে যোগদান করেন । চাকুরিরত অবসহায় তিনি ১৯৪৫ সালে ইন্টারমিডিয়েট পাশ করেন । অতঃপর তিনি কোলকা তা থেকে হোমিওপ্যাথে এইচ . এম . বি . ডিগ্রী লাভ করেন । ১৯৬৬ সাল পর্য ন্ত বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা করার পর তিনি শিক্ষকতা ছেড়ে দিয়ে উন্নত পদ্ধতিতে চাষাবাদের পাশাপাশি হোমিও চিকিৎসা শু রু করেন । হোমিও চিকিৎসায় তিনি যথেষ্ট সুনাম অর্জন করেন । ছন্দ - কাব্য রচনায় তিনি ছিলেন সিদ্ধহ স্থ । ১৯৬৩ সালে ' চাষা ও কাঠমোল্লার বাহাজ ' নামে তার একটি কবিতার বই প্রকাশিত হয় । তিনি ছিলেন একজন বহুভাষী ব্য ক্তিত্ত্ব । আ রবী , উর্দূ , হিন্দি , সংস্কৃত এবং ইংরেজী ভাষায় ছিল তার অসামান্য দখল । জীবনের অনেক সময় তিনি রাজনীতিতে অতিবাহিত করেছেন । বাংলাদেশ স্বাধীন হ ওয়ার পরও তিনি ন্যাপ ( ভাসানী ) পার্টির কালীগঞ্জ থানার সভাপতি ছিলেন । ১৯৯২ সালের ৭ এপ্রিল এ গুণী মানুষের জীবনাবসান ঘটে ।
যাইহোক , কিন্তু যদি তাকে কোন গোপন কথা শুনিয়ে বলে দেন যে সে যেন এটা প্রকাশ না করে তাহলে তার মুখ কোনভাবেই খুলবে না , এবং আপনি তার উপর এ ব্যাপারে আস্থা রাখতে পারেন । এমনকি তাকে আপনার সবচে অন্ধাকারাচ্ছন্ন গোপন কথাটিও জানাতে পারেন ।
লেখক বলেছেন : সেইসব মায়েদের এই বুদ্ধিজীবি দিবসের শ্রদ্ধা রই ল আমারও . । কখনও আমরা যেন এ ঋণ ভুলে না যাই
আমার স্বামী বরাবর বলে এসেছেন , স্ত্রীপুরুষের পরস্পরের প্রতি সমান অধিকার , সুতরাং তাদের সমান প্রেমের সম্বন্ধ । এ নিয়ে আমি তাঁর সঙ্গে কোনোদিন তর্ক করি নি । কিন্তু আমার মন বলে , ভক্তিতে মানুষকে সমান হবার বাধা দেয় না । ভক্তিতে মানুষকে উপরের দিকে তুলে সমান করতে চায় । তাই সমান হতে থাকবার আনন্দ তাতে বরাবর পাওয়া যায় , কোনোদিন তা চুকে গিয়ে হেলার জিনিস হয়ে ওঠে না । প্রেমের থালায় ভক্তি পূজা আরতির আলোর মতো - পূজা যে করে এবং যাকে পূজা করা হয় দুয়ের উপরেই সে আলো সমান হয়ে পড়ে । আমি আজ নিশ্চয় জেনেছি , স্ত্রীলোকের ভালোবাসা পূজা করেই পূজিত হয় - নইলে সে ধিক্ ধিক্ । আমাদের ভালোবাসার প্রদীপ যখন জ্বলে তখন তার শিখা উপরের দিকে ওঠে - প্রদীপের পোড়া তেলই নীচের দিকে পড়তে পারে ।
ব্লগার ফাটাকেষ্ট বলেছেন : ভাইয়া কোম্পানিটার নাম একটু বলবেন কাইণ্ডলি । আমি একটু দেখবার চাই । আমি নিজেই একজন পি এইপি প্রোগ্রামার আর লিনাক্স এর সারভার গুতানো পাবলিক । আপনার গল্প শুনে আমারো যে ইন্টারভিউ দিতে মুঞ্চায় ।
আপনার জ্ঞানের জন্য জানাচ্ছি আপনি আমার বিভিন্ন পোষ্ট দেখলে দেখবেন আমি কোন খবর দিলে সূত্র দিয়ে থাকি . . . এবার মনে ছিল না . . . এটাকে আপনি যদি আমার ইচ্ছাকৃত ভুল বলে মনে করেন তাহলে আমি বলব আমারে ব্যান করে দেন . . . পুনরায় . . . মানুষের ভুলকে এভাবে দেখবেন জানলে ফেরত আসতাম না . . . আমাকে জিয়া ভাই ভবঘুরে ভাই মেসেজ পাঠিয়েছিল কয়দিন এবসেন্ট থাকার পর . . . উনাদের কথায় আসছিলাম . . . আপনার একথায় আমি যাচ্ছি চলে . . . ভাল থাকবেন
আমার মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করে । খুব নিঃশব্দে , কাউকে না জানিয়ে , অথবা কারও জন্যে কোনওভাবে বিরক্তির তৈরি না করে । আমার চলে যেতে ইচ্ছে করে , যেন আমার জন্মই হয় নি অথবা আমার কোন অস্তিত্বই ছিল না । যেন আমি কোন পথ হাঁটি নি , যেন আমি কোনও পায়ের ছাপ রাখি নি কোথাও । যেন আমি লিখি নি কোন গল্প , অথবা গাই নি কোন গান । নিভৃতে , কারও জেনে ফেলার আগেই , মুছে ফেলতে ইচ্ছে করে ভুল করে তৈরি করে ফেলা আমার অ্যাকাউন্ট । মরে যাবার আগে , আমার একটি বারের জন্যে ইচ্ছে করবে না কারও মুখচ্ছবি মনে করে সামান্যতম দুঃখবোধে সিক্ত হ ' তে অথবা কারও কণ্ঠধ্বনি শুনে - পৃথিবী আসলে বড্ড ধোঁয়াটে সুন্দর - সেই কথা দ্বিতীয়বারের জন্যে ভাবতে । হোক সে আমার জননী , যার কাছে আমি নিতান্তই নিরুপায় ক্ষমাপ্রার্থী হবো হয়তোবা আমার অসহায়তার জন্যে , অথবা জনক কিংবা আনন্দময় শৈশবের জন্যে সবসময় কৃতজ্ঞ থাকা হারিয়ে ফেলা বন্ধুটি । হয়তো আমার ইচ্ছে করবে না আরেকবার নিজের এই সামান্য সময়ের ভন্ড জীবনটুকুর জন্যে কোন অতৃপ্তিবোধে আচ্ছন্ন হতে । কিন্তু , আমি যেহেতু মফিজ , জয়নুল , ছগিরুল অন্য সবার মতোই খুব স্বাভাবিক , খুব গুডি বয়দের মতোন ম্যাঁদামারা জীবন যাপন করে এসেছি । এবং আমি মহামানব নই , নই সামান্য প্রতিভাবানও । তাই , হয়তো জেগে উঠতে পারে সামান্য লোভ , তুচ্ছ মনের কোন এক কোণে । ইচ্ছে করতেও পারে জীবনকে কখনোই ভালোবাসতে না পারার ব্যর্থতাটুকু নিয়ে আরো কিছু ক্ষণ , কিছু পল অর্থহীন ভাবনা রচনা করার চেষ্টা করতে । হয়তো ইচ্ছে করে বসতে পারে , আরেকবার হেঁটে যেতে চিরচেনা পথ ধরে আমার শৈশবের পাঠশালায় । অয়ন নামের একজন প্রিয়জন কাল মনে করিয়ে দিলো , আমাদের স্কুলের মাঠটা অনেক বড় ছিলো । সেই মনে করিয়ে দেবার সূত্র ধরে কিছু নিউরন উত্তেজিত হয়ে , মনে করার দরকার নেই এরকম স্মৃতিকে , ঘুম থেকে জাগিয়ে তুলতে পারে । শেষবারের মতো আমার মনে পড়তে পারে , বয়েস পাঁচে আমি একবার লাঙল দেয়া জমি ধরে দৌড়ুতে গিয়ে উল্টে পড়ে গিয়েছিলাম । পুরো গায়ে ধূলো মেখে বাড়ি গিয়ে মা - কে কী বলবো , এই ভেবে সারা গায়ে থুথু মেখে বসেছিলাম । আমার মনে পড়তে পারে , শৈশবে আমার রাগী মা কখনো মারলে অথবা বকলে আমি মাটিতে গড়াগড়ি দিতাম মার খাওয়ার আগেই । অথবা শেষবারের মতোন আমার মোটামুটি নির্ভরযোগ্য স্মৃতিশক্তি মনে করে বসতে পারে , কীভাবে ছুড়ে দেয়া ধাতব পাত্রের আঘাতে সহোদরের একটা দাঁতের অংশবিশেষ ভেঙে দিয়েছিলাম - সেই স্মৃতিও । আমি কখনোই ক্ষমা প্রার্থনা করি নি তার কাছে সেই অপরাধের জন্যে । এখনো তার সেই দাঁতটি সেই অবস্থাতেই আছে , যতদূর মনে পড়ে । এইসব ফ্লাশব্যাক আমাকে ভাবাতে পারে , বিরক্ত করতে পারে । তবুও আমার মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করে খুব কোনওরকম পিছুটান ছাড়াই । সবকিছুকেই অতিক্রম করে চলে আসলে যে শূন্যতা থাকে , তাকে স্পর্শ করার মতো সাহস যখন হয়ে যায় , তখন মুক্তির প্রত্যাশাই অনেক বড় হয়ে ওঠে । এতোকিছুর পরেও আমি বেঁচে থাকি নির্লজ্জ্বের মতোন । আমিও আরেকজন মফিজ অথবা রহিম - করিম , রাম - যদু - মধু । আপনার অথবা তার মতোন আমিও স্বপ্ন দেখি , সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পাঁচ - ছয় মাসে আমি আরেকটা ডিগ্রী নিজের রিজিউমিতে যোগ করার সুযোগ পাবো । তারপরে পুড়ে যাওয়া অর্থনীতির দুর্যোগের সময়েও হয়তো কর্পোরেটদের দাসত্ব করবো কোথাও । এইভাবে আপনার মতোই আমিও বাঁচি । আগামীকাল অথবা আগামী মাস কিংবা আগামী বছরও হয়তো বেঁচে থাকবো । তবুও এইসব সময় যখন আসে , তখন ভেবে পাই না , আসলে কী করা উচিত । আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে উঠি , আমি তুচ্ছ থেকে তুচ্ছতর হয়ে যাই । আমার কানে বাজে সেই গান আর কান্না - সব যে হয়ে গেল কালো , নিবে গেল দীপের আলো , আকাশ - পানে হাত বাড়ালেম কাহার তরে ? - গান , যে রাতে মোর দুয়ারগুলি " মেঘে ঢাকা তারা " ছবি থেকে , দেবব্রত বিশ্বাস ও গীতা ঘটকের কণ্ঠ
@ এস এম নাদিম , এক একটা ডোমেইন প্রোভাইডারের কন্ট্রোল প্যানেল এক একরকম । আপনি কোনটার কথা জানতে চান ? আপনার আগের প্রশ্ন দুটোর উত্তর দিয়েছি । দেখেছেন কি ?
( জিটিনিউজ টোয়েন্টিফোর ডটকম / নিজস্ব প্রতিনিধি ) প্রমীলা বিশ্বকাপে জয় দিয়েই সোমবার যাত্রা শুরু করল জাপান ৷ নিউজিল্যান্ডকে ২ - ১ গোলে হারিয়েছে সেদল ৷ অন্যদিকে , ইংল্যান্ডের সঙ্গে ১ - ১ গোলে ড্র করে তাক লাগিয়েছে মেক্সিকো । জার্মানিতে আবহাওয়া বেশ গরম ছিল ৷ তবুও বোখুমে জাপান - নিউজিল্যান্ড খেলা দেখতে মাঠে হাজির তের হাজার দর্শক ৷ জাপানের লাল - সাদা পতাকার ভিড় একটু বেশিই ছিল সেখানে ৷ খেলার শুরুতেই জাপানের সমর্থকদের আনন্দের জোয়ারে ভাসান ইয়ুকি নাগাসাতো ৷ অবশ্য ১২ মিনিটেই লম্বা পাস থেকে প্রাপ্ত বলে মাথা ঠুকিয়ে সমতা আনেন নিউজিল্যান্ডের আম্বার হের্নস ৷ এরপর সমানতালে লড়েছে অপেক্ষাকৃত দুর্বল কিউয়িরা ৷ খেলার ৬৮ মিনিটের মাথায় পেনাল্টি এরিয়ার সামান্য বাইরে থেকে ফ্রি - কিকে জয়সূচক গোলটি করেন জাপানের আয়া মিয়ামা ৷ ভোল্ফসবুর্গে ইংল্যান্ডের মুখোমুখি হয় মেক্সিকো ৷ মাঠে দর্শকের সংখ্যাও ছিল প্রায় ১৯ , ০০০ ৷ সে ম্যাচের ২১ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেয় ইংল্যান্ডের ফারা উইলিয়ামস ৷ এরপর ৩৩ মিনিটের মাথায় পাল্টা গোল করে সমতা আনেন মেক্সিকোর মনিকা ওকাম্পো ৷ খেলা শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ওকাম্পো ৷ তিনি বলেছেন , আমাদের জন্য এই ফলাফল মানে ড্র ' এক বিশাল সাফল্য ৷ ইংল্যান্ড অনেক বড় দল ৷ নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ফলে জাপান এখন গ্রুপ - বি এর শীর্ষে রয়েছে ৷ ইংল্যান্ড এবং মেক্সিকোর ভাণ্ডারে জমা পড়েছে একটি করে পয়েন্ট ৷ গ্রুপ - সিতে আজ কলম্বিয়া মুখোমুখি হবে সুইডেনের ৷ অন্যদিকে , মার্কিন যুক্তরাষ্ট্র খেলবে উত্তর কোরিয়ার সঙ্গে ৷ বলে রাখা ভাল , এবারের আসরে অন্যতম শক্তিশালী দল যুক্তরাষ্ট্র ৷ জিটিনিউজ টোয়েন্টিফোর ডটকম / 2219
এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান বিবিসির সাথে এক সাক্ষাতকারে নিজের স্ত্রীর টিভি কভারেজ নিয়ে বলেছেন
স্পেলবাইন্ডার বলেছেন : আশে পাশের সবাই যখন খাবার টেবিলে মাঝেমাঝেই " রাইস " চাইছিলো তখন আমিও অসহায়ের মত " রাইস " চেয়েছিলাম . . . ভাত চাইনি . . . . . এরকমই হয় ভাই ! প্রিয় ' ভাত ' কে রাইস বলায় কি ' স্মার্টনেস ' প্রকাশ পায় বুঝি না । কি ভাষায় , কি আচরণে , কি চিন্তাভাবনায় - আমরা একটা জগাখিচুড়ী জাতিতে পরিণত হচ্ছি !
ফলে দেশে খাদ্যশস্যের একটা ঘাটতি থেকেই যায় মহাজন এবং মধ্যস্বত্বভোগী ফড়িয়াদের কারণে । ফলে সরকার শত চেষ্টা করেও তা আর গরিব মানুষের ক্রয় ক্ষমতার নাগালে রাখতে পারে না । সরকারের কাজ হবে এখনই কৃষক পর্যায় থেকে ন্যায্যমূল্যে ধান - চাল সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা । বৈশ্বিক উষ্ণতার কারণে বিশ্বজুড়ে চলছে খাদ্য সংকট । সেখান থেকে ন্যায্যমূল্যে চাল পাওয়াটা সহজ কাজ নয় । তার ওপর রয়েছে প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়া । আবহাওয়াজনিত কারণে আমাদের দেশের ধান মার খেলে তখন অন্য কোন দেশ থেকে খাদ্য সংগ্রহ করা সহজ হবে না । তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমাদের দেশে যখন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কৃষক ধানে মার খেয়েছিল তখন অনেক চেষ্টা করেও তারা অন্য দেশ থেকে চাল আমদানি করতে পারেনি ।
আমার এক প্রতিবেশীর মেয়ে ড্রাগে এডিকটেড ! মেয়েটি গত ২ বছর আগে থেকে ড্রাগে এডিকটেড । মেয়েটির ফ্যামীলি এই ব্যাপারটি কিছূ দিন আগে জানতে পেরে তাকে কোনো একটা মাদক পূর্নবাসন কেন্দ্র দিয়েছিল ( ১ মাস ) । তার কিছু দিন পর সে আবার আগের অবস্থায় চলে গেছে । এখন মেয়েটির ফ্যামিলি খুবই খুবই চিন্তিত । মেয়েটি এখন মাত্র ১০ম শ্রেনীতে পড়াশুনা করে । আপনাদের মধ্যে কেউ কি বলতে পারেন সবচেয়ে কার্যকর এবং প্রফেশনাল মাদক পূর্নবাসন কেন্দ্র কোনটা ( ঠিকানা সহ )
লেখক বলেছেন : এটা তো নতুন কিছু নয় । উদাহরণসহ পাবেন ।
আগামী ১ নভেম্বর থেকে এসব নিয়ম না মানা হলে সংশ্লীষ্টদের বিরুদ্ধে জেল জরিমানার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ।
এই জরিপে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের একটি বড় অংশ এখনও কোন কাজ পাননি । তাই বাংলাদেশী ফ্রিল্যান্সারদের প্রকৃত চিত্র পেতে অভিজ্ঞ ফ্রিল্যান্সারদেরকে এই জরিপে অংশগ্রহণের আহ্বান জানানো যাচ্ছে ।
ভাই tarball থেকে anjuta IDE install করতে হয় কিভাবে ? আমি Ankur এর বাংলা লিনাক্স টা ব্যাবহার করি । অনেক দিন থেকে চেষ্টা করছি ।
রামু প্রতিনিধিরামু উপজেলায় মদ ব্যবসায়ী নুরুল ইসলামকে দুই বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত । গতকাল ১ . . .
গিগাবাইটও দুই বছরের ওয়ারেন্টি দেয় । আমি রিসেন্টলি এইচডি ৪৬৫০ মডেলের যে কার্ডটা কিনেছি সেটার ওয়ারেন্টি দুই বছর ।
চমৎকার জিনিস । আমি ubuntu 2 থিমটা ব্যাবহার করেছিলাম । জটিল লাগে । তবে মূল গ্রাবকেও কাষ্টমাইজ করে নাকি ভয়াবহ বানিয়ে ফেলা সম্ভব । অসুস্থ হয়ে পড়ায় আর পিসিতে বসতেই পারি নাই তখন ।
সবাই কেমন আছেন ? এক মাস ১২ দিন পর ফোরামে এলাম । এইচ এস সি পরিক্ষার কারনে এই বিরতি নিয়েছিলাম । কত নতুন পোষ্ট জমা পড়েছে , বাবারে জান বের হয়ে যাবে । এই গুলা পড়তে । আমার জন্য সবাই দোয়া কইরেন আমি এবার এইচ এস সি তে বড় ধরনের ধরা খাব । কারন যেই একাউন্টিং এ আমি ৮০ নিশ্চিত ধরে রেখেছিলাম ঐটাতে আমি ধরা খাব । প্রথম পত্রে ফাউ কিছু ভুল করে ধরা খাইচি আর সেকেন্ড পেপারে হলে যেতে ১৫ - ২০ লেট হইচে । যাই হোক এইসব চিন্তা করে লাভ নাই । সবাই কেমন আছেন ? অনেক নতুন মুখ দেখছি তাদের জন্য আমার পরিচয়
ধরা যাক , করব আর করবো - কে একইভাবে উচ্চারণ করলাম । কিন্তু বিদেশিরা তা পারবে না । মানবেও না । শেখানোও হয় কঠিন । তাদের বলতেই হবে , ভবিষ্যৎকালে প্রথম ব্যক্তির ক্রিয়ারুপের প্রত্যয় হলো ' বো ' । মানে কর + বো । একদা কোনোকালে ' করব ' লেখা হলেই যে তার বানানে বিজ্ঞানসম্মত পরিবর্তন আসবে না , তা ঠিক নয় । হয়তো সে কালে ক্রিয়া প্রত্যয় ' বো ' - কে আলাদারুপে বিশ্লেষণ করা সম্ভব হয়নি । কারণ ভাষা বিজ্ঞান বিষয়টার বিকাশ বেশ নতুন । ওপার বাঙলায় ভাষা বিজ্ঞান বিষয় পড়ানো শুরু হয় আশির দশকে । ঢাকায় শুরু হয় নব্বইর দশকে । তুলনামুলক ভাষাতত্ত্ব বা ফিলোলজি বিষয়টা পুরোপুরি ভাষা বিজ্ঞান নয় । তাই ড . এস . কে . চ্যাটার্জির ওডিবিএল - এর অনেক তথ্যই আধুনিক ভাষা বিজ্ঞান বিষয় যাচাই করে নেয় । এটাই বাস্তব । বানানের নিয়ম - কানুন নিয়ে এখন যতটা মাথা ঘামাচ্ছি আমরা , সেকালে তা করেনি কেউ । কারণ প্রয়োজনও হয়নি কিংবা বলা যায় , বর্তমানের মতো এত অনুপুঙ্খ অনুসন্ধিৎসাও ছিল না । কিন্তু যতই বাঙলা ভাষার চর্চা বাড়ছে , ততই বাড়ছে প্রশ্ন । সন্ধিৎসু লোকজনদের মাথা ঘামাতেই হচ্ছে ।
মনে থাকলে জীবনে আর Lexmark Printer কিনব না । ভালো করে লক্ষ করলে দেখা যায় প্রিন্টের শার্পনেস ভালো না । নিখুঁতভাবে প্রিন্ট দিতে পারে না । আমারটা ছিল Z645 মডেলের । এটা কিনতে ৩৫০০ / - লেগেছিল । একই পরিমান টাকা দিয়ে ক্যাননের যে প্রিন্টার পাওয়া যায় সেটির প্রিন্ট কোয়ালিটি Lexmark থেকে অনেক ভাল । তাই ঠিক করেছি Lexmark আর কিনব না । HP কেমন জানি না ।
পোস্ট করা হয়েছে : মঙ্গল ডিসেম্বর ২৯ , ২০০৯ ৩ : ১৯ অপরাহ্ন
@ ইলিয়াস ভাই সমস্যা নাই কমেন্টগুলো একটু অফটপিক হইলে বোরিং লাগবে না কি বলেন . . . . .
আমার বাপের একার ই আছে প্রায় ৬৫০ বিঘার মতো সম্পত্তি । উনার নিশ্চই এতো জমির দরকার নেই । সরকার আমার বাপের কাছ থেকে সম্পত্তি কেড়ে নিয়ে কেন গরিব দের দিচ্ছে না ? আপনার যুক্তি খন্ডন না করে একটা অনুরুধ করবো । ভালো মতো জানুন এবং মানুষ কে মানুষ বলে বিবেচনা করুন । তারা আদিবাসী বলে তাদের অত্যাচার করে দেশ ছাড়া করতে হবে এটা কেমন কথা ? ভাই জাতি , দেশ , দল সব কিন্তু মানশষের জন্য । তাই সবার আগে মানুষ ।
@ দ্বৈতসত্তা , চিড়িয়াখানায় থাকা মানেতো নিজেও চিড়িয়া হয়ে যাওয়া । আমরা কি চিড়িয়া নাকি ? ? সংসারের কোন ঝামেলা ? ? ও কিছুনা ; খারাপ সময় সবারই আসে , শুধু সুখের বেলায় যে জীবনটাকে পানসে মনে হয় তাই - এসবও থাকে মাঝেমাঝে । ডোন্ট ওরি । জীবনটাকে উপভোগ করতে থাকুন ।
যেকোনো ধরনের ড্রইং অংকনের ক্ষেত্রে অটোক্যাড প্যাকেজটি বেশ ফলপ্রসু । ম্যানুয়াল বা হাতে ড্রইং করা বেশ কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ । সে ক্ষেত্রে কম্পিউটারে অটোক্যাডে ড্রইং করতে জানলে সেটি যেমন পরিমাপে সুক্ষ্ম ও সুন্দরভাবে করা সম্ভব , তেমনি ছোট - বড় করাও সম্ভব । তাই সুক্ষ্ম ও সুন্দরভাবে ড্রইং করার জন্য অটোক্যাড শেখার চাহিদাও
এ রকম ব্যবহার অশিক্ষিত জনগোষ্ঠীর মাঝেই বেশি বোধহয় , আমেরিকাতেও দেখি , যে যত গরীব রেডনেক তার ততো বড় গলা ।
কবিতাটা যে আমি ধরতে পেরেছি , তা কিন্তু নয় । কবিতা ধরতে পারার জন্যে হয়তো লিখাটি আদৌ নয় , কিন্তু সে যাক … আপনার ধারণাটুকু আমার বেশ মনে ধরলো কিন্তু … আর , এরশাদ আলমগীর বেশ অপরিচিত কবি … একদম নিভৃতচারী … তাই বোধহয় অপরিচয়ের ব্যাপারটা ।
আশরাফ খান : ঢাকা সিটি করপোরেশন ( ডিসিসি ) নির্বাচন নিয়ে দ্বিধায় পড়েছে সরকার । এ নিয়ে তারা ঝুঁকি নিতে চাইছেন না । ডিসিসির নির্বাচনের ব্যাপারে কোনই তৎপরতা নেই স্থানীয় সরকার বিভাগের । তবে নতুন চারটি সিটি করপোরেশন গঠনের ব্যাপারে সরকারি কার্যক্রম শুরু হয়েছে । স্থানীয় সরকার মন্ত্রী , প্রতিমন্ত্রী , সচিবও ডিসিসি নির্বাচন নিয়ে খোলাসা করে কিছু বলেননি । সচিব আবু আলম মোহাম্মদ শহিদ খান মানবজমিনকে বললেন , নতুন সিটি করপোরেশন নিয়ে আমরা কাজ শুরু করেছি ।
অন্যান্য » আসিফ খান - এম ডি এইচ » ২৪ সেপ্টেম্বর , ২০১০ » 19 টি মন্তব্য » 188 বার দেখা হয়েছে
সুফিয়া কামাল ছোটদের তিনি ভীষণ ভালোবাসতেন । শিশুতোষ রচনার পাশাপাশি তিনি নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার পরামর্শে দাদাভাইকে নিয়ে গড়ে তোলেন কেন্দ্রীয় কচি - কাঁচার মেলা । ১৯৫৬ খ্রিষ্টাব্দের ৫ অক্টোবর শরতের এক মেঘমুক্ত দিনে তাঁর তারাবাগের বাসায় গঠন করা হয় কচি - কাঁচার মেলা । সুফিয়া কামাল মেলার প্রথম যাত্রার দিনে সভায় উপস্থিত অধ্যাপক অজিত গুহ , পূর্ববঙ্গ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম . এ ওয়াদুদ , বিজ্ঞান লেখক ড . আবদুল্লাহ আলমুতীসহ ভাইবোনদের নিজের হাতে ভাজা মুড়ি খাইয়ে ছিলেন ।
murshed লিখেছেন : এছাড়া কোনোভাবেই মডেম অটোমেটিক ডিটেক্ট করছে না । আচ্ছা মডেমটিকে অটো ডিটেক্ট করা যায় কিভাবে । যেন বারবার ঐ কমান্ড না দিতে হয় ।
এবার আপনাকে চোখ - কান খোলা রাখতেই হবে । প্রযুক্তির খবরাখবর জানতেই হবে । প্রযুক্তির ব্লগ লিখে নেটবুক , ডিজিটাল ক্যামেরাসহ আরও অনেক পুরস্কারের হাতছানি এবারে আপনার সামনে । প্রযুক্তি যখন বর্তমান বিশ্বের অন্যতম প্রধান চালিকাশক্তি তখন আর আপনিই বা
দেশের জাতীয় ও জননন্দিত মাছ হিসেবে ইলিশের সমাদর আদিকাল থেকেই । ইলিশ মাছ মানুষের শরীরের জন্য ক্ষতিকর কোলোষ্টরল কমাতে সাহায্য করে এবং উপকারী কোলোষ্টরলের পরিমাণ বাড়ায় । ইলিশে খাদ্যের প্রাণীজ আমিষের অবদান শতকরা ৯ · ৫ ভাগ । এবারে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে দেশে ইলিশের উৎপাদন আমাদের আশার সঞ্চার করেছে । পত্রিকা সূত্রে জানা যায় , অন্যান্য বছরের তুলনায় এবার ইলিশের উৎপাদন বেড়েছে শতকরা ১১ ভাগ । শুধুমাত্র প্রজনন ক্ষেত্রগুলোতে ডিমওয়ালা মাছ সংরক্ষণ এবং জাটকা মারতে না দেয়াতে এবারের এই অধিক উৎপাদন । দেশের ১৪৩টি উপজেলা এবং ১৪১৯টি ইউনিয়নে প্রায় ৪ · ৫ লাখ স্থায়ী ও অস্থায়ী জেলে ইলিশ মাছ ধরলেও শুধুমাত্র ডিম ছাড়ার স্থান হিসেবে উপকূলীয় ৭টি জেলার ২০টি উপজেলার ৭ হাজার বর্গ কিঃ মিঃ উপকূলীয় এলাকা । এখানে প্রজনন মৌসুমে প্রজননক্ষম মাছ সংরক্ষণের কারণে এবারে অভূতপূর্ব উৎপাদন এসেছে । পঞ্চাশের দশকে আমাদের দেশে ইলিশের উৎপাদন ছিল ১ থেকে ১ · ৫ লাখ টন । পরে তা কমলেও ১৯৮০ - ৮১ সালে সেই উৎপাদন ১ লাখ টনে দাঁড়ায় । যদিও ১৯৮৬ - ১৯৮৭ সালে উৎপাদন হয় ২ · ৪২ লাখ টন ।
' একুশ আসছে ' বইমেলায় আবার দেখা হবে । আবার আড্ডা জমবে । আমার দেখা হবে প্রিয় বন্ধুদের সঙ্গে । প্রিয় পাঠক ও প্রকাশকদের সঙ্গে । সেই প্রিয় দিনগুলোর জন্য অপোয় আছি । এই কথাগুলো একটি কাগজে লিখে দিলেন আমাদের প্রতিনিধির হাতে । আর এভাবে মনের কথাগুলো ব্যক্ত করলেন আমাদের প্রিয় কবি নির্মলেন্দুগুন । প্রায় প্রতিদিন তিনি মেলায় আসতে চেষ্টা করেন । পাঠকরাও অপোয় থাকেন প্রিয় কবির জন্য । জমবে এবার মিলনমেলা আমাদের প্রাণের প্রিয় বইমেলা এটাই আমাদের এই প্রিয় কবির মনের কথা । '
মন্জুরুল মোরশেদ বলেছেন : হা : হা : হা : ভাল বলেছেন ' ইম্পোর্টেড বাদর ! ' কি জানি বস্ । এই উত্তর পাওয়ার আশায়তো আমিও এই বাদরদের দলে নাম লেখাইলাম । কিন্তুক সুখ কি আসলেই এই ক্যানাডা / আমেরিকাতে মিলে ? ? ? যখন রাতে ঘুমাতে যাওয়ার সময় কখনো শুনিনা ঝড়ের রাতে টিনের চালায় হওয়া মধুর সেই শব্দ । সূর্যোদয়তো কখনো দেখাই হলো না . . . . দাদুও আর বেচেঁ নেই সকালে জোর করে ঘুম থেকে তুলে হাটঁতে নিয়ে যাবে . . . . . . . . . . . . . এনিওয়ে বাদরের সুখ মনে মনে
এই বলদের সাথে কথা বলা সময় নষ্ট । কিছুক্ষণ পর কইবো তসলিমা তার লেখা , ক , খ , গ , ঘ দিয়া বাক্য লেখছে , হুমায়ুন আজাদও এইসব বর্ণ ব্যবহার করসে , তাই আজাদ তসলিমা থেকে নকল করসে ।
এবং দৈনিক সংগ্রাম সম্পাদকীয় , ১৩ অক্টোবর , ১৯৭১ - " তথাকথিত মুক্তিবাহীনির শতকরা ৯০ জন হিন্দু "
আর ওয়ালিউল হক স্যারের খু্ব অহংকার নিজেকে নিয়ে । আমাদের অনেকদিন বলেছে সে কিভাবে এসএসসিতে আর্টস নিয়ে পড়ার পরে ইন্টারে যেয়ে সাইন্স নিলো ( যদিও জানি না তখন কি আর্টস থেকে সাইন্সে যাওয়া যেত নাকি ) । তার জন্য নাকি সিটি কলেজ এখন সাইন্সে ভালো । তার নামে রিপোর্ট করেও লাভ নাই । খুব পাওয়ারফুল স্যার কিছুই হবে না ।
লেখক বলেছেন : শেখানোর প্রেতের কথা সুস্পষ্ট ভাবে উল্লেখ করলাম না মানে ? আমি তো শুধুমাত্র নামখানা ছাড়া সবই বলে দিলাম মামা । তবে আমার এত কষ্টের লেখাটা পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । ভালো থাকবেন । আসলেই আমি এই ভূতটাকে অনেক বেশী ভালোবাসি । আমি চাই এ ভূতটাকে অন্যরাও একটু আধটু ভালোবাসটে শিখুক ।
আমার মনে হয় সম্মাননা সংখ্যার উপর নির্ভর করে পাংখা পিন দেওয়া যেতে পারে ।
শ্রীলঙ্কা : ৫০ ওভারে ২৭৪ / ৬ , ভারত : ৪৮ . ২ ওভারে ২৭৭ / , ফল : ভারত ৬ উইকেটে জয়ী মোস্তফা মামুন , মুম্বাই থেকে নীল পোশাকের কিছু দেবদূত মাঠে লাফালাফি করছেন । হাতে একটা ট্রফি । তিন মিলিয়ন ডলারের মতো টাকাও তাঁরা পাবেন । কিন্তু দেবদূতদের ওসব জাগতিক তুচ্ছ হিসাবের ফেরে মানায় না । যেমন তাঁদের মানায় না ঘাসের মাঠে কিংবা মাটিতে । চোখের সামনে মানুষী চেহারা আর শরীর নিয়ে থেকেও যেন ধোনিরা হয়ে গিয়েছিলেন দেবদূত । উল্লাস চলছে এই খোলা মাঠে , তবু মনে হচ্ছে স্বপ্নলোক নেমে এসেছে এই ওয়াংখেড়েতে । এই ভারতে । ভারত যে এখন বিশ্বচ্যাম্পিয়ন । বিশ্বকাপ হওয়া মানে কোনো এক দলের চ্যাম্পিয়ন হওয়া । হয়ও । অস্ট্রেলিয়া হয় বেশির ভাগ সময় । কখনো পাকিস্তান , শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজ । কিন্তু তাদের ক্রিকেটাররা দেবদূত হন না , তাদের ক্রিকেট শ্রেষ্ঠত্ব পৃথিবীতে স্বর্গ নামিয়ে আনে না । কারণ , তাদের কাছে ক্রিকেট আর জীবন একাকার নয় । ক্রিকেট দিয়ে তারা স্বপ্নের মন্দির বানায় না । জীবনে , স্বপ্নে , জাত্যাভিমানে , অস্তিত্বে ক্রিকেট মিশে থাকা সেই ভারতে অপেক্ষা চলে । বছরের পর বছর । দশকের পর দশক । পাকিস্তান নাটকের স্ক্রিপ্ট মিলিয়ে শিরোপা জেতে , শ্রীলঙ্কা জন্ম দেয় নতুন রূপকথার , অস্ট্রেলিয়া কম্পিউটারের নিখুঁততায় জিতে চলে টানা । কিন্তু তারা ! স্বপ্নের ঘুড়ি ওড়ায় । আর সেটা কাটা পড়ে নিষ্ঠুর নির্মমতায় । সেই নির্মমতা শেষ হলো নিজেদের মাটিতে । ২ এপ্রিল ২০১১ - এর স্বপি্নল রাতে । রাতের অন্ধকার দূর হলো ক্রিকেটের আলোকচ্ছটায় । নক্ষত্ররা সব সাক্ষী হয়ে রইল স্বপ্ন আর স্বর্গের পৃথিবীতে নেমে আসার । আতশবাজিতে মিশে থাকল একটা ক্রিকেট - বুভুক্ষু জাতির আকাঙ্ক্ষার সবটা রং । ভারত যে এখন বিশ্বচ্যাম্পিয়ন । রূপকথা তার রূপের সম্ভার মেলে রেখেছিল । কিন্তু জীবন আর পৃথিবী শেষ পর্যন্ত রূপকথা নয় । রূপকথায় থাকে শুধু পাওয়া । কিন্তু জীবনে আর বাস্তবে পাওয়ার পিঠ বেয়ে থাকে না - পাওয়া । যেমন কাল থাকল । থাকল বলেই মাহেলা জয়াবর্ধনের সেঞ্চুরি হয় । শচীন টেন্ডুলকারের হয় না । শততম সেঞ্চুরির জন্য মুম্বাই , ভারত কিংবা ক্রিকেট - শিল্পের ভোক্তাদের যে অপেক্ষা , তা বাড়িয়ে রেখে শচীন টেন্ডুলকার ফিরে যান মাত্র ১৮ রানে । ৩১ রানে ২ উইকেট । ট্র্যাজেডি তাহলে হতে চলল ! খুনে শেবাগ অস্ত্র বের করার আগেই ফিরে গেছেন , তিনিও শুরুতেই বিদায় । এখন ! এই বিশ্বকাপের উইকেটে ২৭৫ যথেষ্ট বড় টার্গেটই , সেখানে দুজন গেলে কে করবে ! আর না হলে শচীন টেন্ডুলকারের কী হবে ? সতীর্থদের ব্যর্থতায় তাঁর সেঞ্চুরি মাঝেমধ্যেই গোল্লায় যায় , সমালোচকরা তখন বিদ্রূপে বিদ্ধ করেন , তিনি ম্যাচ জেতাতে পারেন না । আজ তো ছিল সবচেয়ে বড় দিন । শ্রেষ্ঠতম মঞ্চ । সেখানে মালিঙ্গার বলে সাঙ্গাকারার হাতে নিজের উইকেটটা তো নয় , যেন জমা দিলেন ১০০ কোটির আশা । আশা গেল , রূপকথা গেল , সবই কি গেল ! কিন্তু যাবে কী করে ! আজ যে স্বর্গের ভারতের নেমে আসার দিন । সেই দিনে শচীন টেন্ডুলকার গোলমাল করে ফেললেও সেটা পুষিয়ে যায় । রূপকথা হয়তো হয় না কিন্তু অপ্রাপ্তির একটা অন্ধকার দূর হয় ! যে সতীর্থরা বিশ্বকাপ শুরুর আগে থেকেই বলছিলেন , টেন্ডুলকারকে বিশ্বকাপ উপহার দেবেন , তাঁরা সবাই কথা রাখতে জীবনবাজি লাগিয়ে দিলেন । গম্ভীর - ধোনি - কোহলি - যুবরাজ । সবাই । তাই ভারত এখন বিশ্বচ্যাম্পিয়ন । অঙ্ক যদি কষা হয় , হিসাব যদি রাখা হয় তাহলে গৌতম গম্ভীর গত কয়েক বছরে টেন্ডুলকার - শেবাগদের চেয়ে খুব পিছিয়ে থাকেন না । কোথাও কোথাও এগিয়ে । কিন্তু তাঁর অবস্থা যে সূর্যের আড়ালের চাঁদের মতো । শেবাগের মতো খুনে নন , টেন্ডুলকারের মতো ঐশ্বরিক নন আবার ব্যাটিংয়ে এরা কেউ একজন যাওয়ার আফসোস চলার সময় মাঠে নামেন বলে একটু বিরক্তিকরও । কিন্তু কাল যে রূপকথার আগে ছিল জীবন , সৌন্দর্যের আগে কার্যকারিতা আর সেখানটাতে গৌতম গম্ভীর কারো চেয়ে কম নন । তাই জীবনের সব প্রতিজ্ঞা যোগ করলেন প্রতিভার সঙ্গে । সূর্যের আড়ালের চাঁদ থেকে তিনি পূর্ণিমার চাঁদ । প্রথমে বিরাট কোহলির ( ৩৫ ) সঙ্গে ৮৩ রানের জুটিতে ইনিংস মেরামত আর এরপর চতুর্থ উইকেটে ধোনির সঙ্গে ১০৯ রানের পার্টনারশিপে ভারত আর বিশ্বকাপের ব্যবধান কমে । অপেক্ষা মাহেন্দ্রক্ষণের । কিন্তু জীবন যখন , তখন অপ্রাপ্তি তো কিছু থাকেই । তাই ৯৭ রানে গৌতম গম্ভীরের স্টাম্প ভেঙে যায় । সন্দেহ ! না । যুবরাজ আছেন যে । বিশ্বকাপে যাঁর হয়ে ক্রিকেট দেবতা খেলে চলছেন , তিনি থাকতে তীরে এসে তরী ডুববে ! বরং ভালোই হলো । নেমে বিশ্বজয়টা যেমন দাপটের হওয়া উচিত তেমনি দাপুটে সব শটে দূর করলেন সব বাধা । ২৮ বছর ধরে যা ছিল শুধুই অপেক্ষার , যা ছিল হাহাকারের , যা ছিল স্বপ্নের তা - ই কাল রাতে সত্য । ভারত এখন বিশ্বচ্যাম্পিয়ন । ক্রিকেটে স্বপ্ন সত্য হয় । ক্রিকেটে চূড়ান্ত নির্মমতা হয় । ক্রিকেটে রূপকথাও হয় । এবং শেষ পর্যন্ত ক্রিকেট আসলে জীবনের ওঠানামার শ্রেষ্ঠতম প্রতীকী ছবি । আর তাই যে ধোনি ভিলেন হয়েছিলেন এই বিশ্বকাপেই একটা সময়ে , যে ধোনির ব্যাটে রান নেই বলে এই আগের দিনও টিপ্পনী শুনতে হয়েছে , তিনিই কালকের নায়ক । কোহলি আউট হয়ে যাওয়ার পর যুবরাজকে পেছনে ঠেলে নিজে নেমে গেলেন । ক্রিকেটীয় ব্যাখ্যা ডানহাত - বামহাত কম্বিনেশন রাখতে , কিন্তু ধোনি জানতেন আগুনে পা দিচ্ছেন । একটু এদিক - ওদিক হলেই জ্বলে পুড়ে ছারখার । শুরুতে একটু যেন নড়বড়ে , একটা - দুটো সুযোগও গেল । এরপর ! বরফের মতো ঠাণ্ডা মাথা , পাথরের মতো দৃঢ়তা আর সেই পুরনো ধোনির মারকুটে ভঙ্গির সব শট । ৭৯ বলে ৯১ রানের ঝকঝকে ইনিংস । অধিনায়ক সব মাটিচাপা দিয়ে থাকলেন সামনে , নিবেদিতপ্রাণ সতীর্থরা শচীন টেন্ডুলকারকে বিশ্বকাপ দিতে মরিয়া হয়ে ছিলেন আর পৃথিবী দেখল ভারতীয় স্বপ্নের গাড়ি রঙে রঙিন হয়ে স্বর্গমুখী হলো । সেই গাড়ি থেকে দুনিয়া কাঁপানো ঘোষণা । ভারত এখন বিশ্চ্যাম্পিয়ন । ইতিহাসের কিছু ধারা কোনো না কোনো সময় বদলায় । যেমন একটা বদল হলো কাল । এর আগ পর্যন্ত বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি হয়েছে পাঁচটি , এর প্রতিটিতেই সেঞ্চুরিয়ানদের দল জিতেছে । কাল মাহেলা জয়াবর্ধনে অনন্য এক সেঞ্চুরি করে মুম্বাইয়ে ফিরিয়ে আনলেন ছিয়ানব্বইয়ের ডি সিলভাকে । ডি সিলভা বিশ্বকাপ জিতিয়েছিলেন , এবার মাহেলা ! কিন্তু ওই যে ইতিহাসের ধারা বদলায় ; কারো হৃদয় ভেঙে দিয়ে । মাহেলার হৃদয় ভাঙল । মালিঙ্গার শচীন - শেবাগকে ফিরিয়ে দেওয়ার কীর্তি এখন অকারণ কীর্তি হয়ে গেল । মুরালির বিদায়টা হলো রিক্ত হাতে । কী আর করা যাবে ! কাল যে ছিল শ্রীলঙ্কানদের রক্তাক্ত আর রিক্ত হওয়ার দিন । কাল তো ভারতের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দিন । লেখা শেষ করে এনে দেখছি লাফালাফি শেষ করে এখন মন দিয়ে আরেকটা কাজ করছেন ভারতীয় ক্রিকেটাররা । শচীন টেন্ডুলকারকে কাঁধে করে মাঠ প্রদক্ষিণ । ক্রিকেট অনেক মহান কীর্তির জন্ম দেয় , অনেক মহৎ দৃশ্যও তৈরি হয় এখানে । কিন্তু একজন সতীর্থ অন্যদের কাছে কত বড় হয়ে উঠলে তারা পুরো বিশ্বকাপটাই তাকে নিবেদন করতে চায় ! শচীন টেন্ডুলকার ফাইনালে সেঞ্চুরি পাননি কিন্তু বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করেও এমন গৌরব কজন পেয়েছেন ! সতীর্থদের কাঁধ দিয়ে বানানো গৌরবের সৌধে চড়ে বসা । ওহ হো ! এমন দৃশ্য তো হবেই । কাল তো তাঁর সতীর্থরা সব দেবদূত হয়ে গিয়েছিলেন ! তাঁরা সব দেবদূত , টেন্ডুলকার তাঁদেরও মধ্যমণি , আর ভারতের মাটিতে নেমে আসা স্বর্গ । এরপর রাতের অন্ধকার আলোয় ভরিয়ে আকাশচুম্বী আতশবাজি । নক্ষত্ররা সব সাক্ষী হয়ে জ্বলতে থাকে জ্বলজ্বল করে । আর হাওয়ায় - দুনিয়ায় তারস্বরে ঘোষণা । ক্রিকেট রাজত্ব এখন ভারতের । ভারত এখন বিশ্বচ্যাম্পিয়ন ! বিশ্বকাপ ফাইনালের স্কোরকার্ড টস : শ্রীলঙ্কা শ্রীলঙ্কা রান বল ৪ ৬ থারাঙ্গা ক শেবাগ ব জহির ২ ২০ ০ ০ দিলশান বোল্ড হরভজন ৩৩ ৪৯ ৩ ০ সাঙ্গাকারা ক ধোনি ব যুবরাজ ৪৮ ৬৭ ৫ ০ জয়াবর্ধনে অপরাজিত ১০৩ ৮৮ ১৩ ০ সামারাবীরা এলবিডাবি্লউ ব যুবরাজ ২১ ৩৪ ২ ০ কাপুগেদারা ক রায়না ব জহির ১ ৫ ০ ০ কুলাসেকারা রানআউট ( ধোনি ) ৩২ ৩০ ১ ১ পেরেরা অপরাজিত ২২ ৯ ৩ ১ অতিরিক্ত ( বা - ১ , লেবা - ৩ , ও - ৬ , নো - ২ ) ১২ মোট ( ৫০ ওভারে ৬ উইকেটে ) ২৭৪ উইকেট পতন : ১ / ১৭ , ২ / ৬০ , ৩ / ১২২ , ৪ / ১৭৯ , ৫ / ৮২ , ৬ / ২৪৮ । বোলিং : জহির ১০ - ৩ - ৬০ - ২ , শ্রীশান্ত ৮ - ০ - ৫২ - ০ , মুনাফ ৯ - ০ - ৪১ - ০ , হরভজন ১০ - ০ - ৫০ - ১ , যুবরাজ ১০ - ০ - ৪৯ - ২ , টেন্ডুলকার ২ - ০ - ১২ - ০ , কোহলি ১ - ০ - ৬ - ০ । ভারত রান বল ৪ ৬ শেবাগ এলবিডাবি্লউ ব মালিঙ্গা ০ ২ ০ ০ টেন্ডুলকার ক সাঙ্গাকারা ব মালিঙ্গা ১৮ ১৪ ২ ০ গম্ভীর বোল্ড পেরেরা ৯৭ ১২২ ৯ ০ কোহলি ক ও ব দিলশান ৩৫ ৪৯ ৪ ০ ধোনি অপরাজিত ৯১ ৭৯ ৮ ২ যুবরাজ অপরাজিত ২১ ২৪ ২ ০ অতিরিক্ত ( বা - ১ , লেবা - ৬ , ও - ৮ ) ১৫ মোট ( ৪৮ . ২ ওভারে ৪ উইকেটে ) ২৭৭ উইকেট পতন : ১ / ০ , ২ / ৩১ , ৩ / ১১৪ , ৪ / ২২৩ । বোলিং : মালিঙ্গা ৯ - ০ - ৪২ - ২ , কুলাসেকারা ৮ . ২ - ০ - ৬৪ - ০ , পেরেরা ৯ - ০ - ৫৫ - ১ , রনদীভ ৯ - ০ - ৪৩ - ০ , দিলশান ৫ - ০ - ২৭ - ১ , মুরালিধরন ৮ - ০ - ৩৯ - ০ । ফল : ভারত ৬ উইকেটে জয়ী । ম্যান অব দ্য ম্যাচ : মহেন্দ্র সিং ধোনি । ম্যান অব দ্য টুর্নামেন্ট : যুবরাজ সিং ।
" . . . . . . এখন আমি সব বিমানবিক স্বপ্ন দেখি , আগুন , কিংবা পথক্লান্তি - কোনটাকে কারণ হিসেবে দাড় করাবো এখনো ঠিক করা হয়ে ওঠেনি । ভালবাসা মাখানো সম্পর্ক গুলোর কাছে কী ই বা রেখে যাবো , জানি না । চাকাপিষ্ট আনন্দ দের জন্যে কষ্ট হয়না যে , তাও নয় । তবু্ও আমার বিলু্প্তির সব প্রস্তুতি আজ সম্পন্ন । বিমানবিক স্বপ্নেরা এখন তৈরি । " - - " বিলুপ্তি " ডিসেম্বর ১৭ , ২০০৬ আমি জানি আমার মধ্যে সামান্য প্রতিভার ছিঁটেফোটাও নেই - তবুও ও কবিতাটা লেখা ।
সিটিজি৪বিডি বলেছেন : আমাদেরকে নতুন করে জেগে উঠতে হবে .
হরতালের সমর্থনে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় তা আটকে দেয় পুলিশ । মিছিল থেকে ছাত্র ইউনিয়নের রাজীব কর্মকার , এসআর খান জিতু , তুষার , আবু সায়েম , জাহিদ , এহসান , জিন্নাহ প্রমুখ আটক হয় ।
লেখক বলেছেন : আপনার কম্পিউটারে কোন সমস্যা হচ্ছে , মেইল আইডি আগের কমেন্টেই এসেছে
পোস্ট করা হয়েছে : রবি জুন ০৮ , ২০০৮ ৫ : ২৮ অপরাহ্ন
ওয়ান ওয়ার্লড ট্রাস্ট এ বছরের Global Accountability Report ( 2008 ) প্রকাশ করেছে । এখানে দেখুন । পুরো রিপোর্টটি ডাউনলোডের জন্য এখানে ।
চিন্তা : এটা কি আপনাদের অফিশিয়াল দায়িত্বের মধ্যে পড়ে ?
লেখক বলেছেন : বই মেলায় আপনারা কোথায় থাকবেন জানলে আমি ওখানে গিয়ে একটা বাক্স দিয়ে আসতে পারব । জানান প্লিজ ।
দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ এ নারীশিক্ষা কেন্দ্রের ১২ ছাত্রীকে বহিষ্কারের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে দুই শতাধিক ছাত্রী চট্টগ্রাম মহানগরীর এম এম আলী রোডস্থ ( দামপাড়া ) অস্থায়ী ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন পালন করে ।
ওয়ার্ডপ্রেস যাদের লোড হতে দেরী হয় , তারা Turbo ফিচার ব্যাবহার করলে তুলনামূলকভাবে একটু তাড়াতাড়ি লোড হবে । এর জন্য বাঁদিকের মেনু ' তে Tools ' এ যান , এবং Install Gears বোতাম চাপুন । তাতে ওয়ার্ডপ্রেসের প্রায় ১৬০ ' টির বেশি ফাইল ডাউনলোড হবে আপনার কম্প্যুটারে । পরবর্তীতে ওয়ার্ডপ্রেস লোড হবে তাড়াতাড়ি ।
সুখবরঃ ২০জুন সোমবার থেকে এসএমএস এর মাধ্যমে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেওয়া যাচ্ছে । ভোট দিতে " SB " লিখে " 16333 " তে পাঠাতে হবে । এসএমএস চার্জ ২ . ৩০টাকা । ফিরতি এসএমএস এ ভো
এরকম একজন মেয়ের সাথে পরিচয় হয়েছিল । প্রথমে সবই ঠিক , তবে খেয়াল করেছিলাম যে সে যেভাবেই হোক না কেন একটা নির্দষ্ট সময় অনলাইনে থাকত । নক করলে কিছু বলত না । এরপর হঠাৎ একদিন জানিয়েছিল তার একটা সিচুয়েশনের কথা যেখানে মানবিক দৃষ্টিকোন থেকে দেখলে সাহায্য করাটাই খুব স্বাভাবিক ছিল । অনেক কথা বলার পর বেরিয়ে এসেছিল বেশ কিছু অনাকাংখিত তথ্য । সত্য মিথ্যার সংমিশ্রনে আর তার চটুল অবস্থানের কারণে একটু উদ্ভটভাবে পরবর্তীতে আসল তথ্য জানাটা ছিল বেশ হতাশার ।
বিভাগঃ গ্রাফিক্স ডিজাইন · ট্যাগঃ টিউটোরিয়াল , ফটোশপ , ব্রাশ
রয়েছে কলকাতাও । নালে - ঝোলে অস্থির , ধোঁয়ায় খক - খক কেশে যাওয়া কলকাতার ভেতরে লুকিয়ে থাকা সেই কলকাতা । বাড়ির ঠিকানায় কলকাতার পিনকোড না থাকলেও যে শহর আমার অহংকার । মিডিয়া এবং মধ্যবিত্ত পাড়া রীতিমত একঘরে করে দিয়েছে , অনেকদিন ফেরার থাকার পর কবীর সুমন আত্মপ্রকাশ করেছিলেন ২০০০ সালে লক্ষ্মীপুজোর দিন সকালে রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে । পোস্টার লিখেছিল একদল ছেলেমেয়ে । লিফলেট আকারে বিলি করা হয়েছিল কবিতা , " সুমনে দেখা করো সকলে । "
প্রধান বিরোধী দল আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে , আর ইসলামী দলগুলো তো আন্দোলন শুরু করে দিয়েছেই । সরকারও বসে নেই , তারা কঠোর হস্তে সকল প্রকার আন্দোলন ঠেকাবে বলে ঘোষণা দিয়েছে । এ ক্ষেত্রে তারা নিরাপত্তা বাহিনীগুলোকে ব্যাবহার করবে তা তো ভাল করেই বুঝা যাচ্ছে । কিন্তু কিছুদিন আগে আওয়ামিলীগের এক কেন্দ্রীয় নেতার বক্তব্য শুনে আমি টাস্কি খেয়ে গেলাম । আওয়ামিলীগের নাকি নিজেস্ব অনেক বাহিনী আছে , তাই তার আন্দোলন - টান্দোলনের ভয় পায় না । আন্দোলনকারীদের সাইজ করার জন্য আওয়ামিলীগের নিজস্ব বাহিনীই যথেষ্ট । তাদের নাকি রয়েছে মায়া বাহিনী , যুব বাহিনী , স্বেচ্ছাসেবক বাহিনী ইত্যাদি ইত্যাদি । আর মহিলা আন্দোলনকারীদের সাইজ করার জন্য রয়েছে যুব মহিলা লীগের কারাতে বাহিনী । মাআ ' শাল্লাহ্ ! ! ! ! ! আমি চিন্তা করি এত বাহিনী থাকতে আর নিরাপত্তা বাহিনীগুলোকে শুধু শুধু টাকা - পয়সা দিয়ে পালার কি দরকার । তদের বাহিনীগুলোই তো দেশের জন্য যথেষ্ট । এখন থেকে সেনা বাহিনী , নৌ বাহিনী , বিমান বাহিনী , পুলিশ বাহিনী , ইত্যাদি বাহিনীতে যোগদান না করে আওয়ামিলীগের বিভিন্ন বাহিনীতে যোগদান করার জন্য প্রচারণা চালানো হোক । এতে সকারেরও লাভ আর যারা যোগদান করবে তাদের তো লাভ আর লাভ । আসুন আমারা সময় আপচয় না করে অতিসত্বর আওয়ামী বাহিনীতে দলে দলে যোগদান করে আমরা আমাদের জীবনকে স্বার্থক ও ভাগ্যকে সুপ্রসন্ন করি । ( আওয়ামী লীগ হচ্ছে আন্দোলনের গ্র্যান্ডফাদার । আমাদের ভয় দেখিয়ে লাভ নেই । আমাদের রয়েছে মায়া বাহিনী , নানক - আজমের যুববাহিনী , বাহাউদ্দিন নাছিমের স্বেচ্ছাসেবক বাহিনী আর যুব মহিলা লীগের কারাতে বাহিনী । যারা আমাদের আন্দোলনের ভয় দেখান তাদেরই দেশ ছেড়ে পালাতে হবে । গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিমএ কথা বলেন । - বাংলাদেশ প্রতিদিন ( 28 / 3 / 11 ) )
দুপুরে গৃহকর্তার বাড়িতে আবার গোলমাল শোনা গেল । ব্যাপার কিছুই না । অতিথি যে ঘরে ছিলেন সেই ঘর গোছাতে গিয়ে আবিষ্কার হল যে ঐ ঘরে সিন্দুক থেকে সমস্ত টাকাপয়সা হাওয়া হয়ে গিয়েছে । . . . . . . . . . . . . জটার সাথে ভুলক্রমে চলে যাওয়া খড়কুটো ফেরত দেয়াটা একটা ইম্প্রেসিভ স্টান্টবাজি ছিল ।
হাজার হাজার বছর ধরে আমরা দেখছি , জ্ঞান ও দক্ষতা যাদের কাছে , ক্ষমতাও তাদের হাতেই থেকে গেছে । পৃথিবীর কোনো জ্ঞান ও দক্ষতা একদিনে গড়ে ওঠে না । একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে জ্ঞান ও দক্ষতা বিকশিত হয় , পূর্ণতা পায় এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে দিয়ে সেই জ্ঞান জনমুখী হওয়ার সক্ষমতা অর্জন করে । কিন্তু যেই দেশে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে জাতীয় সক্ষমতা অর্জনের পথে বাধা তৈরি করা হয় সেই দেশের ক্ষমতাবানেরা যতই জ্ঞান চর্চা ও বিকাশের পক্ষে অবস্থান নেয়ার দাবি করুক না কেন তরুণরা কি আস্থা রাখতে পারে তাদের পরিবর্তনের অঙ্গীকারের ওপর ?
মহাজোট ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় অর্জন করায় তাকে এবং তার দল ও মহাজোটকে জানাই আন্তরিক অভিনন্দন । ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি তিনি এ দেশের তরুণ সমাজকে দিয়েছেন , আমরা এখন তার দ্রুত সফল বাস্তবায়ন দেখতে চাই । বাংলাদেশ তথ্য - প্রযুক্তিতে এমনিতেই অনেক পিছিয়ে । এরপর আবার যদি আগের মত এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে গড়িমসি করা হয় তাহলে আমরা যে তিমিরে আছি সেই তিমিরেই থাকতে হবে । কিন্তু আমরা তরুণরা এখন এ অবস্থা থেকে মুক্তি চাই । আমরা চাই সত্যিকারের একটা ডিজিটাল বাংলাদেশ । যে দেশটি তথ্য - প্রযুক্তিতে পৃথিবীর অন্যতম একটি রোল মডেলে পরিণত হবে । আশা করি , জননেত্রী শেখ হাসিনা এ বিষয়টির যথাযথ গুরুত্ব দ্রুত উপলব্ধি করতে সক্ষম হবেন এবং অতি দ্রুত একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে হাত দিবেন । সেই দিনটির আশাতেই রইলাম , যে দিন নিজেকে একটি ডিজিটাল দেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে পারব ।
নিউজডেস্ক , বাংলাদেশনিউজ২৪x৭ . কম ২০০৮ সালে সংঘটিত মুম্বাই হামলার বিষয়ে ভারতের সঙ্গে তথ্য ভাগাভাগি করেছে পাকিস্তান । উইকিলিকসে প্রকাশিত মার্কিন গোপন তারবার্তায় এ তথ্য পাওয়া গেছে । পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত অ্যানে প্যাটারসন ২০০৯ সালের ১৩ জানুয়ারি ওয়াশিংটনে এ - সংক্রান্ত একটি তারবার্তা পাঠিয়েছিলেন । যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি গোপন সমঝোতার ভিত্তিতে দেশ দুটি পরস্পরের মধ্যে মুম্বাই হামলাসংক্রান্ত তদন্তের তথ্য ভাগাভাগি করতে সম্মত হয় । ২০০৮ সালে ২৬ নভেম্বর ভারতের বাণিজ্যিক নগর মুম্বাইয়ের অভিজাত হোটেল তাজসহ কয়েকটি স্থানে জঙ্গিরা হামলা চালায় । এ ঘটনায় ১৬৬ জন সাধারণ নাগরিক নিহত হয় । ওই তারবার্তায় সতর্ক করে বলা হয় , মুম্বাই হামলা পরিচালনাকারী পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী লস্কর - ই - তইয়্যবা আবারও একই ধরনের হামলা চালাতে পারে । তারবার্তাটিতে দেখা যায় , ইসলামাবাদ মুম্বাই হামলা নিয়ে যে তদন্ত করেছে , সেই তথ্য দিল্লির সঙ্গে ভাগাভাগি করতে সম্মত হয়েছে । মার্কিন রাষ্ট্রদূত প্যাটারসন ওয়াশিংটনকে লিখেছেন , এ তথ্য কেবল গোয়েন্দাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে - সিআইএর কাছ থেকে এমন নিশ্চয়তা পাওয়ার পর পাকিস্তানি ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের ( আইএসআই ) মহাপরিচালক লেফট্যানেন্ট জেনারেল আহমেদ সুজা পাশা মুম্বাই হামলা নিয়ে পাকিস্তানি গোয়েন্দাদের তদন্তের তথ্য ভারতের গোয়েন্দাদের সঙ্গে ভাগাভাগি করতে সম্মত হন । প্যাটারসন ওয়াশিংটনকে বলেন , ভারত যেন পাকিস্তানের সরবরাহ করা তথ্য প্রকাশ না করে । এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি ওয়াশিংটনকে অনুরোধ করেন । তিনি এ ব্যাপারে বলেন , ভারত যদি এ তথ্য প্রকাশ করে , তাহলে নতুন বিপদের আশঙ্কা রয়েছে । কারণ , তথ্য প্রকাশিত হলে তা পাকিস্তান ও জেনারেল পাশার রাষ্ট্রীয় ও ব্যক্তিগত ভাবমূর্তির জন্য নেতিবাচক হয়ে উঠতে পারে । এই তারবার্তা প্রেরণের দুই দিন পরেই ভারত নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনারের কাছে মুম্বাই হামলা বিষয়ে তাদের তদন্ত তথ্য হস্তান্তর করে এবং পাকিস্তানও অনুরূপভাবে ভারতের কাছে তাদের তথ্য হস্তান্তর করে । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / এসএ .
মুসলমানরা ভারত শাসন করেছে প্রায় আটশ বছর । যদি তারা চাইতো তাহলে তাদের সেই রাজ - শক্তি ও ক্ষমতার বল প্রয়োগ করে ভারতের প্রতিটি অমুসলিমকে ধর্মান্তরিত করে নিতে পারতো । অথচ শতকরা আশি ভাগেরও বেশি অমুসলিম আজো ভারতেই আছে । এদের প্রতিটি অমুসলিম আজ সুস্পষ্ট সাক্ষ্য বহন করছে যে , " ইসলাম তরবারীর সাহায্যে প্রসারিত হয়নি । "
রোমানরা যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তখন তারা এই উৎসবকে ' আধ্যাত্নিক ' ভালবাসার বদলে ' শহীদের প্রতি ভালবাসা ' হিসাবে পালন করা শুরু করে । তারা মনে করতো সন্ত্ত ভ্যালেনটাইন শান্তি ও ভালবাসার জন্য আত্মত্যাগ করেছেন । এই দিনকে প্রেমিক - প্রেমিকাদের উৎসব হিসাবেও চিহ্নিত করা হলো ।
পাঁচ - এক কৌটা মস্তিষ্ক বলবর্ধক টনিক , মাননীয়া স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য ।
দ্বিতীয়ত : ডিম্বস্ফোটন প্রক্রিয়া ( Ovulation ) । এ পর্যায়ে ডিম্বাণু জরায়ুর দিকে এগিয়ে যায় ।
তবে কাগু এখন যা শুরু করছে তাতে ওরে চুতিয়া ছাড়া আর কিছু বলা যাইতেছে না । কাগুর মানসিক সুস্থতা কামনা করি ।
লেখক বলেছেন : অনেক ধন্যবাদ মুনশিয়ানা । আপনার মঙ্গল কামনা করছি ।
উপস্থিত বক্তারা আরও বলেন , বি . এন . পি কোন অত্যাচার , শোষনের রাজনীতিতে বিশ্বাসী নয় । জনগনকে মিথ্যা আশ্বাস দিয়ে , বোকা বানিয়ে নিজেদের স্বার্থসিদ্ধীর রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের মুল্যবোধে নেই । শহীদ জিয়ার আদর্শে লালিত আজকের এই বি . এন . পি , আর সেই আদর্শকে সমুন্নত রেখে সামনে চলার পথকে আরও মজবুত করার অঙ্গীকার ব্যক্ত করেন ।
কষ্ট গুলো আছড়ে পরে বুকের মাঝে রক্তনালী জুড়ে ছিন্ন করে দিতে চায়ে হিংস্রতার খুন পিয়াসের ছুড়ে বন্ধ করে দিতে চায়ে জীবন প্রদীপ আশা যেন মুছে দিয়ে যায়ে জীবনের সকল ভালবাসা
মঙ্গলবার বোর্ডের এক সংবাদ সম্মেলনে সংস্থার আয়কর নীতি বিভাগের প্রথম সচিব অপূর্ব কান্তি দাশ এ কথা জানান ।
চাটিকিয়াং রুমান বলেছেন : তাড়াতাড়ি মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান ।
পার্বতীপুর ( দিনাজপুর নিউজ ডট কম ) ॥ নাম তার ' রাজা ' । রাজার মত করেই বিয়ে দিলেন তার বড় মেয়েকে । ব্যাপক ধুমধামের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল উপজেলার বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ নূর মোহাম্মদ রাজার বড় মেয়ের বিয়ে গত বৃহম্পতিবার । বিয়ের অনুষ্ঠানটি ছিল উপজেলার সবচেয়ে বড় । এই বিয়ে নিয়ে উপজেলার প্রত্যন্ত অঞ্চল তো আছেই জেলা শহরেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে । মেহমানদের ভুড়ি ভোজের জন্য চেয়ারম্যানের নিজ গ্রামের বাড়ি কৈপুলকিতে বিশাল বিশাল ১৪টি প্যান্ডেল ৪টি আকর্ষনীয় গেট তৈরী ছিল । হিন্দু সমপ্রদায়ের রান্না - বান্না ও প্যান্ডেল ছিল আলাদা । দাওয়াত পত্র বিতরন করা হয়েছিল ২৫ হাজারের মত । বর কনে বসার মঞ্চটি ছিল দেখার মত । মেহমানদের জন্য ৮ / ৯ দিন ধরেই আয়োজনের প্রস্তুতি চলছিল । বিয়ের দিনে আমন্ত্রিত অতিথি ছিল উপজেলা ও বিভিন্ন জেলার সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা , কর্মচারী , রাজনৈতিক , সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ । প্রবীনরা জানায় , উপজেলা শহরে এ ধরনের বিয়ে কারও প েকখনই সম্ভব হয়নি । বর সেজে আসেন রংপুর জেলার তারাগঞ্জের আলী হায়াত খানের পুত্র এমবিবিএস ( ৪র্থ ) এমএমসি বর্ষের ছাত্র মোরসালিন হায়াত খান শুভ । বিয়ের পিড়িতে বসেন উপজেলার বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদের বসেন কৃষিবীদ নূর মোহাম্মদ রাজার বড় মেয়ে নুসতার জাহান দৃষ্টি এমবিবিএস ( ৪র্থ ) এমএমসি বর্ষের ছাত্রী । গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিয়ের কার্য্য সম্পন্ন হয় । বরের প প্েরায় ৫ হাজার বর যাত্রী নিয়ে কনের বাড়িতে আসেন । যারা আমন্ত্রন পাননি তারাও অনুষ্ঠান একনজর দেখার জন্য ভিড় জমান । এই বিয়েতে মিডিয়ার কর্মীরাও পিছিয়ে ছিল না । বিয়ে পড়ান কাজী শহিদুল ইসলাম । অতিথিদের খাবার তৈরীর জন্য বাবুচ্চি আনা হয় সৈয়দপুর , রংপুর ও দিনাজপুর থেকে । এ ছাড়াও স্থানীয় বাবুচ্চিরাও ছিল । এ ভুড়ি ভোজের জন্য ব্যাপক হারে আয়োজন করা হয়েছিল গরু ও ছাগলের মাংস ১শ ৯০ মন । মুরগি ১০ হাজার ও ডিম ২০ হাজার পিচ । এদিকে ডেকোরেশনের খরচ হয়েছে প্রায় ৭ লাখ টাকার উপরে । গত বুধবার বরের বাড়িতে ২ ট্রাক ভর্তি আসবাবপত্র উপহার হিসেবে দেয়া হয়েছে । এ কাহিনীটি কনের বাড়ির । বরের বাড়িতেও ছিল ব্যাপক আয়োজন ।
পিতারবুর্গের দমিত্রি শস্তাকোভিচ নামাঙ্কিত সঙ্গীতালয়ের সিম্ফনি অর্কেস্ট্রা জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের তহবিলের জন্য চ্যারিটি কনসার্ট দিয়েছে . এ কনসার্ট থেকে প্রাপ্ত সমস্ত অর্থ জমা পড়বে রাশিয়ায় জাপানের দূতাবাসের অ্যাকাউন্টে , প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের দেওয়ার জন্য . রাশিয়ার সঙ্গীত পরিচালক ইউরি তিমেরকানোভের পরিচালনায় এ অর্কেস্ট্রা এর আগে - ১৪ই এপ্রিল আরও একটি চ্যারিটি কনসার্ট দিয়েছিল নিউ - ইয়র্কে . তা থেকে প্রাপ্ত সাম্মানিক অর্থ জমা দেওয়া হয়েছিল সেন্ডাই সঙ্গীতালয়ের অর্কেস্ট্রার অ্যাকাউন্টে , যার ভবন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ভূমিকম্পে .
ছেলেটি অনকেক্ষণ ধরেই খেয়াল করছিল আমি ওকে দেখছি , এবং বোধহয় আমার মুখের রেখায় কিঞ্চিত মজার উপস্থিতিও টের পাচ্ছিল , একটা অস্বস্তিও পাচ্ছিল । ক্রমে আমি ওর সঙ্গে আলাপ জমালাম , ' তোমার নাম কি রাহুল ' এই দিয়ে শুরু করে । ছেলেটি দমদম মেট্রোপলিটান স্কুলে ক্লাস এইটে পড়ে । ওকে আমি ওর ব্যাগলিখনের একটু ইংরিজির ত্রুটিও সংশোধন করে দিলাম । জিগেশ করলাম , ব্যাগে এত কিছু লিখেছিস , মা বকেনি ? ও হেসেই বলল , না , মাথা নাড়িয়ে ।
আমদের কে ইমেইলে ফাইলটি পাসওয়ার্ড সহ rar করে পাঠান । আমরা তা বিভিন্ন ফোরাম ও ব্লগে পোস্ট করে দেব ।
স্টাফ রিপোর্টার , খুলনা থেকে : সুন্দরবনের কুখ্যাত দস্যু মোহাম্মদ হোসেন মুক্তা আওয়ামী লীগে যোগ দিয়েছেন । গত শুক্রবার রাতে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিক ভাবে এই যোগদান করেন । এ যোগদানকে কেন্দ্র করে খুলনার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে ।
হবিগঞ্জ , ২৬ জুন : মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আদম খাঁ নিখোঁজ । গত রোববার রাত সাড়ে ৯টার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না । আদম খাঁ অপহরণ হয়েছে বলে আশংকা করছে পরিবার । আদম খাঁ ' র পরিবার থানায় গিয়ে অভিযোগ . . . . বিস্তারিত »
তাঁর অন্যান্য বিশ্ববিশ্রুত গ্রন্থের মধ্যে রয়েছে আর্ট অ্যান্ড ইল্যুশন : আ স্টাডি ইন দ্য সাইকোলজি অভ্ পিক্টোরিয়াল রিপ্রেজেন্টশন ( ১৯৬০ ) , আ সেন্স অভ্ অর্ডার : আ স্টাডি ইন দ্য সাইকোলজি অভ্ ডেকোরেটিভ আর্ট ( ১৯৭৯ ) , আর সেই সঙ্গে এগার খণ্ডের প্রবন্ধসংগ্রহ ও রিভিউ ।
১৯২৭ সালে ম্যাট্রিক পাস করে কলকাতার সিটি কলেজে ভর্তি হন । এই সময় ব্রাহ্মসমাজ ও পরে শান্তিনিকেতনে গান গাইবার আমন্ত্রণ পান । জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সঙ্গে ঘনিষ্ঠতাও বাড়ে । ১৯২৮ সালের ব্রাহ্ম ভাদ্রোৎসবে কলকাতার সাধারণ ব্রাহ্মসমাজ মন্দিরে রবীন্দ্রনাথকে প্রথম দেখেন দেবব্রত । ১৯৩৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পাস করেন এবং ১৯৩৪ সালে হিন্দুস্থান ইনসিওরেনস কোম্পানিতে বিনা মাইনের চাকরিতে যোগদান করেন । পরের বছর চাকরি পাকা হয় ও বেতন ধর্য হয় ৫০ টাকা । এই চাকরি সূত্রে রবীন্দ্রনাথের ভাতুষ্পুত্র সুরেন্দ্রনাথ ঠাকুর ও তাঁর পুত্র সুবীর ঠাকুরের সঙ্গে আলাপ হয়ে দেবব্রতের । মূলত এঁদেরই সূত্রে রবীন্দ্রসংগীত জগতে পদার্পণ করেন দেবব্রত । ১৯৩৮ সালে কনক দাশের সঙ্গে দ্বৈতকণ্ঠে প্রথম তাঁর রবীন্দ্রসংগীত রেকর্ড । এই সময় থেকে হিজ মাস্টার্স ভয়েস ও অন্যান্য রেকর্ড সংস্থা তাঁর গান রেকর্ড করতে শুরু করে । রবীন্দ্রসংগীতের পাশাপাশি গণসংগীত ও অন্যান্য গানও গাইতেন । তাঁর আত্মজীবনী থেকে জানা যায় , এই সময় কাজী নজরুল ইসলামের সঙ্গেও তাঁর পরিচয় হয়েছিল এবং নজরুল তাঁর গান শুনে তাঁকে দুটি শিখিয়ে সেগুলি রেকর্ড করিয়েছিলেন । একটি গান " মোর ভুলিবার সাধনায় কেন সাধো বাদ " অপরটি আত্মজীবনীতে তিনি স্মরণ করতে পারেননি । যদিও এই রেকর্ডদুটি প্রকাশিত হয়নি ।
৪ . বড় বড় বিষয়ের প্রতি খেয়াল রাখতে যেয়ে নতুন চাকুরেওয়ালারা অনেক সময়ে তুচ্ছ বিষয়ে ভুল করে ফেলেন । আপনার ক্ষেত্রে যেন এমনটি না ঘটে সেদিকে খেয়াল রাখুন । যেকোনো অফিসিয়াল ডকুমেন্ট বা ই - মেইলের ক্ষেত্রে বানান এবং অন্যান্য ছোটোখাটো তথ্যগত ভুলগুলো ভাল করে পরীক্ষা করে তারপর তা উপস্থাপন করুন ।
সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন : জ্বী ভাইয়া ভাল আছি । পড়ালেখার চাপ খুব । দোয়া করো আমার জন্য । তুমি আছ কেমন ? ধন্যবাদ ।
নাম ( আমাকে দেওয়া প্লাস এর সংখ্যা / মাইনাস এর সংখ্যা )
বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয ? ার নেতৃত্বে বিএনপির আজকের গণঅনশন কর্মসূচিসহ তত্ত্বাবধায ? ক সরকারব্যবস্থা বাতিলের বিরুদ্ধে বিএনপির বিভিন্ন আন্দোলন কর্মসূচির প্রতি সমর্থন জানিয ? েছেন বিকল্প ধারার চেয ? ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা . একিউএম বদরুদ্দোজা চৌধুরী । অন্যদিকে কর্নেল ( অব . ) অলি আহমদ বীরবিক্রমের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও ( এলডিপি ) আজকের গণঅনশন কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে । গত রাত ১০টার দিকে অনেকটা আকস্মিকভাবেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মহানগর বিএনপির সভাপতি ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা বিকল্প ধারার সভাপতি ডা . বি . চৌধুরীর বারিধারার বাসায় হাজির হয়ে তার সঙ্গে প্রায় এক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন ।
মতলব উত্তর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০টিতে আওয়ামীলীগ , ১টিতে বিএনপি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন । গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে সবকয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় । নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেনঃ ইউনিয়নের নাম প্রার্থীর নাম প্রতীক প্রাপ্ত ভোট ফলাফল দলীয় পরিচয় ষাটনল ইউনিয়ন একেএম শরীফ উল্যাহ সরকার দেয়ালঘড়ি ২৬৯০ বিজয়ী আওয়ামীলীগ গিয়াস উদ্দিন চৌধুরী আনারস ২৪৩৪ নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সাদুল্যাপুর জুবাইর আজিম স্বপন পাঠান আনারস ৩৬৫২ বিজয়ী আওয়ামীলীগ মুন্সী লোকমান আহমেদ দেয়ালঘড়ি ২০৯৩ নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ বাগানবাড়ী নান্নু মিয়া আনারস ৫৯০৯ বিজয়ী আওয়ামীলীগ আব্দুল্লা আল মামুন গরুর গাড়ি ৩১৫২ নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ দূর্গাপুর দেওয়ান আবুল খায়ের মাইক ৩১৫৩ বিজয়ী স্বতন্ত্র ইসমাইল হোসেন গরুর গাড়ি ২৫৩৫ নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ইসলামাবাদ সাজেদুল হাসান বাবু বাতেন দেয়াল ঘড়ি ৩৯৩৪ বিজয়ী আওয়ামীলীগ মানিক দর্জী আনারস ২২৫৯ নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সুলতানাবাদ লিয়াকত আলী দোয়াত কলম ২৪৪৭ বিজয়ী আওয়ামীলীগ শফিকুল ইসলাম পাটোয়ারী তালা ২১৪৩ নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ ফতেপুর পূর্ব আজমল হোসেন চৌধুরী গরুর গাড়ি ৩৬০৬ বিজয়ী আওয়ামীলীগ আবুল কাশেম আনারস ৩৪১৩ নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ ফতেপুর পশ্চিম নূর মোহাম্মদ আনারস ৪০৭৯ বিজয়ী আওয়ামীলীগ ছলিম উল্যাহ লাভলু টেলিফোন ২৩৫৯ নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি ফরাজীকান্দি দেলোয়ার হোসেন দানেশ গরুর গাড়ি ৮০৬০ বিজয়ী বিএনপি দেওয়ান আব্দুল আউয়াল তালা ৪৫৫৯ নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ জহিরাবাদ আলী আক্কাছ বাদল আনারস ২৪৭৫ বিজয়ী আওয়ামীলীগ মনিরুজ্জামান কানু দেয়াল ঘড়ি ১৫০৪ নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র এখলাছপুর হাজী মোছাদ্দেক হোসেন মুরাদ গরুর গাড়ি ২৫৫৬ বিজয়ী আওয়ামীলীগ মেজবাহ উদ্দিন জনি দেয়াল ঘড়ি ১৬৪৭ নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মোহনপুর সামছুল হক চৌধুরী বাবুল বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত আওয়ামীলীগ - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - সুমন শিকদারঃ
মোট ৭০ জন আটক : ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চুরি , ছিনতাই , পকেটমারসহ বিভিন্ন অপরাধে শনিবার রাত ও রোববার বিকাল পর্যন্ত আরও ১৬ জনকে আটক করেছে । এ নিয়ে ৪ দিনে আটক হয়েছে মোট কমপক্ষে ৭০ জন । এছাড়া ইজতেমার রাস্তা থেকে অর্ধশতাধিক ভিক্ষুককে আটক করে ভবঘুরে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয় বলে পুলিশ জানায় ।
সম্প্রদায়বিহীন কোন সমাজ বা দেশ আছ কিনা জানিনা । বাংলাদেশে কয়টা সম্প্রদায় আছেতও জানিনা । সাম্প্রদায়িকতা হচ্ছে শক্তি বা ক্ষমতার জোরে এক সম্প্রদায়ের উপর মত চাপিয়ে দিচ্ছে । ছোট সম্প্রদায়ের উপর বড় সম্প্রদায় প্রভাব বিস্তার করছে । শক্তির জোরে এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে উচ্ছেদের চেস্টা করছে । যেমন জু ' দের উপর নাত্্সীদের অত্যাচার । হরিজনের উপর অন্যদের অত্যাচার । মনু সংহিতায় মানে মনুর আইনে হরিজন বা শূদ্রদের মানুষ বলা হয়নি । বাংলাদেশে ধনীরা গরীবদের উপর অত্যাচার করে । বাসার কাজের লোকের উপর মালিকরা অত্যাচার করে । সবলরা দূর্বলের উপর অত্যাচার করে । মেজরিটি মাইনরিটির উপর অত্যাচার করে । মালিক শ্রমিকদের শোষন করে । এবার কারা সন্প্রদায় আর কারা সম্প্রদায় নয় । বিষয়টা খুবই ভাল । এ বিষয়ে খোলা মন নিয়ে একাডেমিক আলোচনা হতে পারে ।
আমেরিকাতে আসার পরপর এখানকার টিভিতে নীল আর্মস্ট্রং এর চন্দ্রাভিযান বিষয়ে একটি ডকুমেন্টারি দেখি । ডকুমেন্টারির মুল বক্তব্য হল নীল আর্মস্ট্রং এবং তাঁর সঙ্গীরা চাঁদে যাননি । মার্কিন সরকার আমেরিকার কোন এক জায়গাতে চাঁদের সেট সাজিয়ে , ফিল্ম তুলে সেটাই টিভিতে চন্দ্রাভিযান হিসাবে চালিয়েছে । ডকুমেন্টারিটি দেখে আমার মাথা খারাপ হবার যোগাড় । এতদিন শুনলাম নীল আর্মস্ট্রং চাঁদে গেছেন , চাঁদে সূক্ষ্ম নীল দাগ দেখে পৃথিবীতে ফিরে তিনি মুসলিম হয়ে গেছেন । এই সবই মিথ্যা ? শেষে আমার বিশ্ববিদ্যালয়ের এক বৃদ্ধ অধ্যাপককে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বললেন , এ ব্যাপারটিকে বলে ' কন্সপিরেসি থিয়োরী ' , পৃথিবীর তাবৎ বিষয়ে কন্সপিরেসি থিয়োরী আছে , এবং কোন কোন থিয়োরী ব্যাপক সংখ্যক লোকে বিশ্বাস করে । চন্দ্রাভি্যান প্রকল্পে লাখ দুয়েক লোক জড়িত ছিল , এত বড় বিষয়টি ফাঁকিবাজি হওয়া একেবারেই অসম্ভব । তিনি আরও বললেন যে চন্দ্রাভিযানের প্রাযুক্তিক খুঁটিনাটি বেশি লোকে বুঝবে না , আর সেই নিয়ে ডকুমেন্টারি বানালে লোকে দেখবে না । কিন্তু চন্দ্রাভিযানের পুরো ব্যাপারটিই ফাঁকিবাজি এই চমকপ্রদ থিয়োরীটি লোকে আগ্রহ ভরে দেখবে , আর এই সুযোগে বিজ্ঞাপন দেখিয়ে কিছু পয়সা বানানো যাবে , এই হচ্ছে ডকুমেন্টারির মূল কথা । এর মধ্যে সত্যানুসন্ধানের কিছুই নেই । চাঁদে সূক্ষ্ম নীল দাগ আর আর্মস্ট্রং সাহেবের মুসলিম হওয়া প্রসঙ্গে অধ্যাপক বললেন দুটো তথ্যই মিথ্যা ।
পোস্ট করা হয়েছে : শনি জুলাই ১৮ , ২০০৯ ১০ : ৪৮ অপরাহ্ন
লেখক বলেছেন : হাহাহা , বহুদিন যাই না , আমারে অনেকগুলা পাকি ফোরামে ব্যান করছে , আমার কাজ একটাই মুক্তিযুদ্ধের দলিল পোস্ট
আমরা মানবতার পক্ষে আমরা জীবনের পক্ষে আমরা জগতের পক্ষে ।
এক পেগ টানলেই কারো টাল অবস্থা . . . আর ৫ বোতলের পরও কেউ কেউ টনটনা থাকে । আমার এক কলিগতো বাসে করে ঢাকা আসার সময় সিগারেট না খাওয়ার অনুরোধ করা সত্ত্বেও সিগারেট খাওয়াতে গন্ধে টাল হয়ে সেই লোকের পাশে গিয়ে ওয়াক্ করে দিয়ে এসেছিলো । তবে , তরল বা বায়বীয় যাই হউক , যে যাই বলুক , নেশা জিনিষটা খারাপ বলেই মনে করি ।
ঘুরে এলাম নিঝুম দ্বীপ । বাংলাদেশের নোয়াখালী জেলার প্রত্যন্ত অঞ্চল হাতিয়ার অন্তর্গত একটি বিচ্ছিন্ন দ্বীপ । দ্বীপটি যদিে খুব সুন্দর কিন্তু যাতায়াত অত্যন্ত দুর্গম ো ঝুঁকিপূর্ণ যা এডভ্যানচার প্রিয় টুরিষ্টদের খুব ভাল লাগবে । দেখা যাবে চিত্রা হরিণের বিচরণ । তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এ অঞ্চলের মানুষের ভূল তথ্য দেয়ার প্রবণতা । যে যার . . .
৩৩টা পোস্ট করে শেষে কিনা এই বিষয়ে এই জায়গাতে পোস্ট হায়রে কপাল । যাক ভাই , এই প্যাচাঁনোর দরকার ছিল কি ? সরাসরি বললেই পারতেন । আপনি যখন টপিক শুরু করেছেন , আপনার উত্তরটাও সাথে দিতেন । নিজের সাহসটা অন্যকে জানানো যেত , কি বলেন ?
ঢাকা , ২৭ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : ২০১১ - ২০১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আজ সোমবার আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে প্রধান বিরোধী দল বিএনপি । বিকেল ৪টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধমে প্রতিক্রিয়া জানানো হবে । শীর্ষ নিউজ ডটকমকে এ কথা জানান চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল । গত ৯ জুন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১১ - ২০১২ অর্থবছরের ১ লাখ ৬৪ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উত্থাপন করেন । বাজেট পেশের পর বিএনপি এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি । তবে স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয় বলে আখ্যায়িত করেন । তিনি প্রস্তাবিত বাজেটকে লুটপাটের বাজেট বলেও অভিহিত করেন । প্রসঙ্গত , আগামী ৩০ জুন চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পাস হওয়ার কথা রয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / আইএম / এআইকে / ০০ . ১৫ঘ . )
Tim Minchin - এ মুগ্ধ হয়ে আছি বহুদিন । ইতোমধ্যে তাঁর চারখানা গান পোস্ট করা হয়ে গেছে । আজ যাচ্ছে পাঁচ নম্বর । তবে এটাকে কি গান বলা উচিত হবে ? নাকি যন্ত্রসঙ্গীতানুষঙ্গে কবিতাপাঠ ? তা যেটাই হোক , গানের লিরিকস ( নাকি কবিতা ? ) আমাকে মুগ্ধ করেছে । নয় মিনিট ঊনচল্লিশ সেকেন্ড কীভাবে পার হয়ে গেল , টেরই পাইনি ।
তিনি লিখিত বক্তব্যে বলেন , ' ' ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এটা বলতে পারেন না যে , কেবলমাত্র কথিত ' আন্তর্জাতিক মানদন্ডের ' অজুহাত তুলে এর বৈধতা ও গ্রহণ যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা ও বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ নেই । "
৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতি ঃ বেসরকারী । শ্রীপুরের ৩য় ও ৪র্থ শ্রেণীর সরকারী কর্মচারীদের সংগঠিত করার লক্ষ্যে কর্মচারীদের উদ্যোগে স্থাপিত হয় শ্রীপুর উপজেলা ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি । বর্তমানে এর সভাপতি মোঃ কফিল উদ্দিন , সম্পাদক মোঃ শাহজাহান মিঞা ।
৮ . আমেরিকার মিশিগানে কোন বিবাহিত মহিলার চুল কাটাতে স্বামীর অনুমতি লাগে ।
আহসান হাবীব অপু , রাজশাহী থেকে : আসন্ন হজ মওসুমে রাজশাহী অঞ্চলের বিপুলসংখ্যক হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে । সময়মতো পাসপোর্ট হাতে না পাওয়ায় এ অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি । তবে সময়মতো হজযাত্রীদের পাসপোর্ট প্রদান সম্ভব হবে বলে জানিয়েছে আঞ্চলিক পাসপোর্ট অফিস ।
কাজী রেজাউল হক সবচেয়ে তুখোড় । প্রতিটি পরীক্ষার ফলাফল তিনি যথাযথভাবে প্রকাশ করেন । কোনো তৃতীয় বিভাগ নেই । পিএইচডি , এমবিএ ও এলএলএমে তাঁর বিদেশি ডিগ্রি আছে । তবে আপিল বিভাগে স্বতন্ত্রভাবে মামলা পরিচালনার কোনো তথ্য তিনি দেননি ।
মোশারফ হোসেন বলেছেন : সাহাবীদের বিনয়ী স্বভাবের কারনেই ইসলামের এতটা প্রসার হয়েছে । আল্লাহ পাক আমাদেরকে সাহাবীদের পথে চলার তৌফিক দান করুন ।
সত্তুর সংখ্যাটি না থাকলেও হুরের বিবরনী আছে বলেই জানি ।
আমাদের দেশে স্যাটেলাইট চ্যানেল আমরা ক্যাবল এর মাধ্যমে পেয়ে থাকি । এ জন্য আমাদের মাসে মাসে ২০০ - ৩০০ টাকা বা তারও বেশী বিল দিতে হয় । অনেক সময় দেখা যায় চ্যানেলের ভিডিও অডিও ক্লিয়ার আসে না , বিদ্যুৎ না থাকলে . . .
সমস্ত খলিফা আততায়ীর হাতে মারা যান নি । হযরত আবু বকর , যিনি ছিলেন খালিফায়ে রাশেদিনের প্রথম খলিফা , তিনি মারা গিয়েছিলেন বার্ধক্যের কারণে । যাই হোক , সমস্ত খলিফা যদি আততায়ীর হাতে মারাও যেতেন , তাতে কী প্রমাণিত হল বুঝলাম না । আমাদের দেশে এবং পৃথিবীর আরও অনেক দেশে রাষ্ট্রপ্রধান বা উল্লেখযোগ্য রাজনৈতিক নেতাদের হত্যা করা হয়েছে । মদ খাওয়াটা খলিফাদের সময় নিষিদ্ধ ছিল । আপনি কোন সময়ের কথা বলছেন সেটার উল্লেখ করুন দয়া করে । তিতাস বলতে চেয়েছে , আধুনিক বিজ্ঞান ও সাহিত্যে আরবের দার্শনিক ও বৈজ্ঞানিকদের অবদানের কথা । ৭ম থেকে ১৫শ শতকের মধ্যবর্তী সময়টাকে বলা হয় ইসলামিক সুবর্ণ যুগ । সত্যি করেই এর ওপর গাদা গাদা লেখা আছে । Islamic Golden Age দিয়ে গুগল করুন । পেয়ে যাবেন । ইসলামিক দেশগুলোতে বিশ্ববিদ্যালয় কম কোন দেশের বা কোন দেশগুলির তুলনায় সেটার উল্লেখ থাকা দরকার । আশা করা যাক , পুরো বিশ্বের বাকি দেশগুলোর সাথে ইসলামিক দেশের তুলনা করছেন না । আর বাকি রইল প্রশ্ন করার অধিকার । সেটা আপনি ভারতে বসে কতটা পেয়েছেন একটু বুঝিয়ে বলবেন দয়া করে ? তারপর না হয় আমরা আফগানিস্তান বা ইরানের কথা ভাববো ।
ক্ষণিকের জন্য এসে চলেই যখন গেলেন , নষ্ট এই পৃথিবীতে কেনই বা যে এলেন ।
• আগে দম্পতিরা ডাক্তারের কাছে জানতে চাইতেন তারা আর ছেলে মেয়ে নিতে পারবেন কিনা । এখন জানতে হয় বাড়ীওয়ালার কাছে ।
বাংলাদেশের মাটিতে স্বপ্নের বিশ্বকাপ ক্রিকেটের আসর বসতে যাচ্ছে । ক্রিকেটের এই মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র হাতেগোনা ৩৮ দিন বাকি । আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ মাঠে গড়াবে ১৯শে ফেব্রুয়ারি । তবে এর আগেই অর্থাৎ ১৬ই . . . [ বিস্তারিত ]
লেখক বলেছেন : হিট মানে কিন্তু শুধুই কতোবার পোস্ট দেখা হয়েছে তা নয় , কতোজন ব্লগারের কমেন্ট পেলেন সেটাও একটা বিরাট বিষয় । ঐ পোস্টটির হিট , রেটিং আর কমেন্ট সংখ্যা সঙ্গতিপূর্ণ নয় ।
পাঠক ! এত দীর্ঘ উদ্ধৃতি দেয়ার কারণ এখন আমরা পরিস্কার করে দিচ্ছি ।
পাভেল ছেলেটা এত খারাপ হল কিভাবে ? বৈশাখিকে একা ফেলে কেন চলে গেল সে ? ভাল লিখেছেন ।
অনেকেই আছেন যারা ওয়েবের নানা বিষয় নিয়ে শিক্ষানবীশ আছেন । স্বাভাবিকভাবেই জ্ঞান অর্জনের একটা পর্যায়ে আপনি চাইবেন একটি নিজস্ব ওয়েবসাইট খুলতে । আমার এই পোষ্টটি তাদের জন্য সহায়ক হবে । ওয়েব ডেভেলপের কিছু বেসিক বিষয় শেখা হলে আপনি একটা সাইট পরীক্ষামূলকভাবে তৈরীর উদ্যোগ নিতে পারেন । এক্ষেত্রে আপনাকে কোডিং করে নতুন সাইট খুলতে হবে না । বর্তমানে ওয়েব ডেভেলপিং এর শক্তিধর কিছু টুলসের কারণে এটি অত্যন্ত সহজ একটি বিষয়ে রূপান্তরিত হয়েছে যেমন , জুমলা , ওয়ার্ডপ্রেস ইত্যাদি ।
মেয়েটির নাম জানা হয়নি । চোখ দুটো লাল । ঘাড়ে থলি । ময়লা একটা ফ্রক পরা । পায়ে জুতা নেই । বয়স ৭ / ৮ হবে । মাথার উপর বৃষ্টি । . . . . বিস্তারিত পড়ুন »
সকল সংস্কৃতিতে , সাহিত্য ও কবিতা মানুষের ভাব প্রকাশ ও সৃজনশীলতার হাতিয়ার । সাহিত্য ও কবিতা বিশ্বে এক সময় গর্বের মর্যাদা লাভ করেছিল যা বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তি লাভ করেছে ।
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » চোর পালালে বুদ্ধি বাড়ে
@ অভ্রনীল , পোস্টের অসম্পূর্ণা পূরণ করা হল । @ অনুপ , আমি উবুন্টুর মূল সাইট ছাড়া থার্ড পার্টির কোন কোড দিতে চাইনি । এবার দিয়ে দিলাম ।
জামান সাহেবের এই লেখাটির কথা জানা ছিল না । পুস্তিকাটি দেখিনি ; এখন ইনসিডেন্টাল ব্লগারের দেয়া লিংক থেকে ডাউনলোড করে নিয়ে পিডিএফ ফরম্যাটে লেখাটা পড়লাম । একটু সময় নিয়ে পরে মন্তব্য করব । পোস্ট - লেখক কয়েকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপন করেছেন ।
ঢাকা , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে ছাত্র - ছাত্রী ভর্তির নাম করে ১৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ইউনাইটেড ফরেন অ্যাডমিশনের কর্মকর্তারা । এ ঘটনায় থানায় মামলা . . . . বিস্তারিত পড়ুন »
আমার খেলোয়াড় জীবন হলো ব্যর্থতার ইতিকথা । জিতেছি কদাচিত । তবু নেশা হলো নেশা । হেরে যাওয়াও নেশাকে ঠেকাতে পারেনি । আজ বলবো ঘুড়ি নিয়ে নেশার গল্প । ঘুড়ি উড়াতে গিয়ে বহু লাল নীল ঘুড়ি মহাশূন্যে হারিয়েছি । সুতো মান্জা দেয়ার অদক্ষতার কারনে কাটাকাটি খেলায় কখনোই জিততে পারতাম না । তবু ঘুড়ি ওড়ানোর আগ্রহ এতটুকুও কমেনি । কাটাকাটিতে আমার বিন্দুমাত্র আগ্রহ ছিল না । আমার একমাত্র নেশা ঘুড়িটাকে আকাশের সবচেয়ে উঁচু জায়গায় পৌছানো । কাটাকাটিতে আমার আগ্রহ না থাকলেও আগ্রাসন থামানোর কোন উপায় ছিল না । প্রায়ই দেখতাম ঘুড়িটা আকাশে ওড়ার সাথে সাথে কোথা থেকে এক দস্যি ঘুড়ি এসে হাজির । শুরু হতো আকাশ সন্ত্রাস । পায়ে পা লাগিয়ে ঝগড়া শুরুর মতো গোত্তা খেতে খেতে এগিয়ে আসতো আমার নিরীহ ভাসমান ঘুড়িটার দিকে । পালানোর উপায় নেই । নামিয়ে আনার আগেই সন্ত্রাসী ঘুড়ি হুশশ করে নেমে আসতো আমার সুতোর উপরে । মুহুর্তে ঘ্যাচ করে কেটে দিয়ে সরে পড়তো অজানায় । আশে পাশে বেশ কয়েকটা কলোনী থাকাতে সব কলোনী থেকে ঘুড়ি উড়তো । অত উপরে কে গোত্তা দিয়েছে বলাও মুশকিল ছিল । এই অদৃশ্য আততায়ীর কাছে লাল - নীল - সবুজ কত ঘুড়ি যে হারিয়েছি আর বাবার কত বকা খেয়েছি তার ইয়ত্তা নাই ।
যশোরে প্রথম সুন্দরবন দিবস উদযাপন কমিটির সদস্য সচিব বি এম ফারুক এ প্রসঙ্গে বলেন , " সুন্দরবন আমাদের অহংকার , আমাদের গর্ব । প্রাকৃতিক এই বন হাজার হাজার বছর ধরে আমাদের জন্য দিয়ে যাচ্ছে অসংখ্য সম্পদ । খাদ্যের যোগান , জীবিকার যোগান , পরিবেশ ভারসাম্যের যোগান , অসংখ্য জীব এবং বৈচিত্রের বেঁচে থাকার আশ্রয় , দেশি বিদেশী পর্যটকদের চিত্ত বিনোদনের সুযোগ , জাতীয় অর্থনীতি প্রবৃদ্ধিতে ভূমিকাসহ অসংখ্য প্রয়োজনে আমরা সুন্দরবনে সহযোগিতা পেয়ে থাকি । জলবায়ু পরিবর্তনসহ মানবসৃষ্ট নানা কারণে সুন্দরবন আজ হুমকির মুখে । এই বনকে সম্মিলিতভাবে বাঁচাতে হবে । আমাদের মাঝে সেই সুযোগ এসেছে । বিশ্বব্যাপী প্রাকৃতিক সপ্তাশ্চর্য প্রতিযোগিতায় সুন্দরবন বিজয়ী হলে আমাদের আরো প্রত্যাশা পূরণ হবে । "
প্রকাশ করা হয়েছে : আমার কথা বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ , ২০০৯ বিকাল ৩ : ০৪
তিনি ১৯৯০ সালে নূরে আলমকে সঙ্গে নিয়ে স্কুলটি চালু করেন এবং এর মাধ্যমে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে মন্তব্য করেন এসি রাজিব । তিনি আরো বলেন , স্কুলের শিক্ষক হিসেবে দলের নেতা - কর্মীদের নিয়োগ দেয়া হয়েছে এবং স্কুলটিকে জামায়াতের ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল ।
টঙ্গী হাসপাতালে ভর্তি ২৭ মুসল্লি ঃ টঙ্গীর বিশ্ব ইজতেমায় এসে রবিবার বিকাল পর্যন্ত ডায়রিয়া , আমাশয় , হাঁপানি , শাসকষ্ট , সর্দি , অ্যাজমাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে টঙ্গী সরকারি হাসপাতালে ২৭ জন মুসলিস্ন ভর্তি হয়েছেন । এছাড়া ২২ জন মুসল্লিকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক , পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয় । গাজীপুরের সিভিল সার্জন ডা . সৈয়দ মো . হাবিব উলস্নাহ জানান , গত দিনে টঙ্গী হাসপাতাল ও ক্যাম্পে মোট চিকিৎসা নেন প্রায় ১০ হাজার মুসলিস্ন । এছাড়া হামদর্দ ল্যাবরেটরিজের কর্মকর্তা হাকিম সলিমুলস্নাহ জানান , গত তিন দিনে তাদের ক্যাম্পে প্রায় ১৫ হাজার মুসলিস্নকে চিকিৎসা দেয়া হয়েছে । আখেরী মোনাজাতের দিন ঢাকা - ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী - কালিগঞ্জ সড়কে দুপুর পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল । এছাড়া টঙ্গী ও আশপাশ এলাকায় কল - কারখানার মালিক কর্তৃপক্ষ বিশ্ব ইজতেমার জন্য ১ দিন কারখানা বন্ধ রাখেন ।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ২০১৮ সালের ২২তম শীতকালীন অলিম্পিক ক্রীড়ার রাজধানী হিসেবে নির্বাচন করেছে দক্ষিণ কোরিয়ার ফেনছান শহর . শীতকালীন অলিম্পিক ক্রীড়ার রাজধানী নির্ধারিত হয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে ভোটদানের প্রথম রাউন্ডেই , যা অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার ডার্বান শহরে বুধবার সন্ধ্যায় . ফেনছান পায় সংখ্যাধিক্য ভোট . ২০১৮ সালের শ্বেত অলিম্পিক পরিচালনার অন্যান্য প্রার্থীদের মধ্যে ছিল জার্মানির মিউনিখ এবং ফ্রান্সের আনসি . ফেনছেন পর পর এই তৃতীয় বার নির্বাচনে অংশগ্রহণ করে , তাকেই প্রিয় বলে মনে করা হচ্ছিল . দক্ষিণ কোরিয়ার এ শহর শীতকালীন অলিম্পিক পরিচালনার " রিলে - ব্যাটন " গ্রহণ করবে রাশিয়ার সোচি শহরের কাছ থেকে .
প্রামাণ্যচিত্রটির নির্মাতা টম হেইনমান মঙ্গলবার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন , " মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলার জন্য ছয় মাস চেষ্টা করেছি । কিন্তু তিনি দেখাই করতে রাজি হননি । "
লেখক বলেছেন : এই কাজ গুলা কি ব্লগে ব্যক্তিগত নিরাপত্তার পরিপন্থি না ? ?
নারে ভাই ঐগুলা তুলতে আর ভাল লাগে না , কি জানি কি আজ হটাৎ লিখে ফেললাম
এরপরে সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি এস . এইচ . কাপাডিয়ার নেতৃত্বে গঠিত তিন সদস্যের একটি ডিভিশন বেঞ্চ গত মঙ্গলবার শুনানি শেষে মামলা পেছানোর আবেদন খারিজ করে দেন ।
* ১৮ - ৩৫ বছর বয়সী বেকার যুবদের আত্মকর্মসংস্থান ও উদ্বুদ্ধকরণ ।
রবিউল ইসলাম বলেছেন : শুধু পিকেটিং এ নয় , সবক্ষেত্রেই এক চিত্র । ২৮ শে অক্টোবরের লগি - বৈঠার তান্ডবে একই শ্রণীর উপস্থিতি লক্ষ্য করা গেছে । আমার এলাকাতেও আওয়ামী লীগের মিছিলে দেখেছি কোন ভালো মানুষ আওয়ামী লীগ করে না বললেই চলে । যারা করে তাদের অধিকাংশই সমাজের দাদ - পঁচরা - খুঁজলি - ঘা তথা ছিঁচকে চোর , ডাকাত , ছিনতাইকারী , নেশাখোঁর , বাটপার , লম্পট , গুন্ডা - মাস্তান , . . . . .
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » লিনাক্স মিন্ট » লিনাক্স মিন্ট ৯ - এর কোডনেম " ইসাডোরা "
Mixcraft 5 হচ্ছে একটি শেরা ও শক্তিশালী multi - track recording studio । এটি দিয়ে আপনি যেকোন অডিও ফাইল যেমন MP3 এর নিজের ইচ্ছে মত এডিটিং করতে পারবেন । পাবেন আপনার পছন্দের সকল সুবিদা । Mixcraft 5 এর সুবিদা গুলোঃ অডিও রেকর্ড করা এবং অসংখ্য অডিও ট্র্যাক তৈরি করা । একটি অডিও ফাইলে লুপ চালানো । কোন অডিও ফাইলে রিমিক্স করা । কমপোজ করা । …
এসব স্মৃতিচারণের শেষে শামসুল ইসলাম সাহেব নিজে নিজের সাথেই কথা বলেন । আর একাএকা ভাবেন - কি এমন মহাভারত অশুদ্ধ হত যদি লিমার সাথে আরও কিছু একান্ত কথা শেয়ার করতাম অথবা বলতে পারতাম চল এভাবেই ভাগাভাগি করে জীবনের বাকি দিনগুলো কাঠিয়ে দেই । জীবনের অনেক না বলা কথা বুকে নিয়ে শামসুল ইসলাম সাহেব এভাবে প্রতিদিন বেঁচে থাকেন নতুন স্বপ্নে , নতুন জীবনে খুঁজে ।
লেখক বলেছেন : dot . tk তে এড থাকে যা এই ডমেইনে থাকেনা
অজিত বলেছেন : গোপন সংঘটন খুব খারাপ । তয় সাধারন ছাত্রদের মিছেমিছি গোপন সংঘটনের ছিল লাগানো আরো খারাপ
কিন্তু নির্বাচন নিয়ে আ লীগ যা করছে তা বেশ ঝুকিপূর্ণ ।
তত্ত্বাবধায়ক ব্যবস্থা না থাকলে বর্তমান সরকারের মেয়াদ শেষে রাষ্ট্র কীভাবে চলবে - এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন , " ওয়েস্ট মিনিস্টার টাইপ অব ডেমোক্রেসিতে যেভাবে হয় , সেভাবেই হবে । নির্বাচন করবে নির্বাচন কমিশন । সরকার তো নির্বাচন করবে না । "
জাতীয় সম্মেলন কমিটি সদস্য হবার নিয়মাবলী ১ . প্রতি বছর নতুন সদস্যদের সমন্বয়ে কমিটি গঠিত হবে ; একই ইউনিট থেকে সর্বোচ্চ একজন সদস্য এই কমিটিতে অন - র্ভুক্ত হতে পারবে , তবে কমিটিতে বিশেষ প্রয়োজনে যোগ্যতার ভিত্তিতে একাধিক সদস্য যুক্ত হতে পারে ; ২ . সামাজিক আন্দোলনে / সংগঠনে বিশেষ অবদান রেখেছে ; ৩ . কর্মশালা / প্রশিক্ষণ / ফলোআপ পরিচালনা করার দক্ষতা এবং তথ্যায়নের অভিজ্ঞতা থাকতে হবে ; ৪ . সংগঠনে সময় দেবার সুযোগ ও আগ্রহ এবং সংগঠনকে অন্যতম শ্রেষ্ঠ সংগঠনে রুপান - রিত করার লক্ষ্যে নিবেদিতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে ; ৫ . সদস্য সংখ্যা হবে দশ অঞ্চল থেকে ১৯ - ২১ জন । তবে কাজের তারতম্যের উপর ভিত্তি করে অঞ্চলভিত্তিক সদস্য সংখ্যার তারতম্য হতে পারে । এক্ষেত্রে ইয়ূথ সচিবালয় প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে ।
অপেরা মিনি তে ইমেজ হাইড অপশন থাকে । সেই Hide Image অপশনটিতে টিক দিয়ে সক্রিয় করুন । এতে করে সাইটের সকল ইমেজ হাইড হয়ে যাবে ( আপনার লেখাতে বিট - ম্যাট ইমেজে পরিণত করবে , সেই বিট - ম্যাট ইমেজ কিন্তু হাইড হবে না ) ।
২৬ মার্চ ঘোষিত হয় স্বাধীনতা । সাহসী জনতা ঝাঁপিয়ে পড়ে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে । দীর্ঘ নয় মাস বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতা ও আত্মত্যাগের বিনিময়ে ছিনিয়ে এনেছে স্বাধীনতার লাল সূর্য । জাতির এ অর্জনের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ফ্যাশন হাউজ বাসন্তী সেজেছে নতুন সাজে । বাসন্তীতে স্বাধীনতা দিবস উপলক্ষে বাহারি ডিজাইনের ও নকশার পোশাক পাওয়া যাবে । এসব পোশাকের মধ্যে মেয়ে ও ছেলেদের জন্য রয়েছে সালোয়ার কামিজ , ফতুয়া , শার্ট , টি - শার্ট , পাঞ্জাবি ও শর্ট পাঞ্জাবি । এতে কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে সুতি , তাঁত , সিল্ক ও চিকেন কাপড় । আকর্ষণীয় এসব পোশাকের মোটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে এমব্রয়ডারি ব্লক , স্প্রে , চুনারি , টাইডাই , কারচুপি ইত্যাদি । ছোটদের জন্য এখানে রয়েছে আকর্ষণীয় সব কালেকশন । ঠিকানা ২৪ / ২২ তাজমহল রোড , ( কেন্দ্রীয় কলেজের বিপরীতে ) , মোহাম্মদপুর , ঢাকা এবং দোকান নং ২৯ ও ৩০ , টাঙ্গাইল প্লাজা , লেন অফিস লিঃ , পুরাতন আদালত রোড , টাঙ্গাইল । িি . িনধংড়হঃরভধংযরড়হ . পড়স
গোল্ডেন গ্লোবের ৬৭ তম আসরে , সায়েন্স ফিকশন ব্লকবাস্টার ' অবতার ' বেস্ট ড্রামা বা সেরা নাট্যরূপ বিজয়ী হয়েছে , ক্যামেরনকে পাইয়ে দিয়েছে সেরা পরিচালকের পুরস্কারটি আর এই বিজয় ' টাইটানিক ' খ্যাত পরিচালক জেমস ক্যামেরন এর জন্য আরো একটি একাডেমী অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়েও সম্ভাবনা জাগিয়ে তুলেছে । উল্লেখ্য , ক্যামেরনের এই মহাজাগতিক কল্পকাহিনী টাইটানিকের মতোই বক্স অফিস রেকর্ড ব্রেকার ও পুরস্কার প্রিয় হিসাবে গণ্য হচ্ছে । ফুটবল খেলা নিয়ে তৈরি গল্প ' দি ব্লাইন্ড সাইড ' এ অসাধারণ অভিনয়ের জন্য অভিনেত্রী সান্ড্রা বুলক এবং কান্ট্রি মিউজিক নিয়ে তৈরি ' ক্রেজি হার্ট ' এর অভিনেতা জেফ ব্রিজেস যথাক্রমে সেরা অভিনেত্রী ও সেরা অভিনেতা বিভাগের পুরস্কারটি জিতেছেন । সেরা মিউজিক্যাল ও কমেডি বিভাগে পুরস্কার পেয়েছেন ' জুলি ও জুলিয়া ' এর অভিনেত্রী মেরিল স্ট্রিপ এবং অপরাধ বিষয়ক ছবি ' শার্লক হোমস ' এর জন্যে অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র । ' প্রেসাস ' ছবিতে একজন সমাজসেবী কিন্তু প্রতারক মা এর চরিত্রে অভিনয়ের জন্য ম ' নিক সেরা সহ - অভিনেত্রী এবং ' ইনগ্লোরিয়াস বাস্টার্ডস , ছবিতে একজন উল্লসিত রক্তপিপাসু নাজি চরিত্রে অভিনয়ের জন্য ক্রিস্টোফার ওয়াল্টজ সেরা পার্শ ¦ ভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন । লাসভেগাসের ব্যাচেলর জীবনের ওপর সজোরে আঘাত হানা ছবি ' দ্যা হ্যাং ওভার , গোল্ডেন গ্লোবের সেরা মিউজিক্যাল কমেডি বিভাগের পুরস্কার জিতে নিয়েছে । কমেডি বিভাগটি সাধারণতঃ হলিউড সম্মাননার ক্ষেত্রে প্রায়ই অবহেলিত । তবে এবার ব্যাপক দর্শক প্রিয় কমেডি ছবি ' হ্যাং ওভার ' এর বিজয় কমেডি বিভাগের প্রতি সবার মনোযোগ আকৃষ্ট করতে সমর্থ হয়েছে । পুরস্কার নিতে এসে ' হ্যাং ওভার ' এর পরিচালক টড ফিলিপস্ বলেছেন , ' আমি আমার মাকে ধন্যবাদ জানাই , কারণ যখন তিনি ল্য করেছিলেন যে আমি আমার দুই বোনের মতো চটপটে নই , তখন তিনি আমাকে আমার ' পরিচালক হওয়ার সিদ্ধান্তে ' সমর্থন দিয়েছিলেন । ' সেরা নাট্যরূপ বিভাগে অবতার এর সাথে মনোনয়ন পেয়েছিলো হারলেম উপাখ্যান ' প্রেসাস ' , মন্দা নিয়ে তৈরি ' আপ ইন দ্যা এয়ার ' এবং যুদ্ধ বিষয়ক ছবি ' দি হার্ট লকার ' ও ' ইনগ্লোরিয়াস বাস্টার্ডস । ' সেরা অভিনয়ের জন্য বিজয়ীরা হলেন , কান্ট্রি মিউজিক নিয়ে তৈরি ছবি ' ক্রেজি হার্ট ' এর অভিনেতা জেফ ব্রিজেস , ফুটবল বিষয়ক গল্প ' দি ব্লাইন্ড সাইড ' , এর অভিনেত্রী সান্ড্রা বুলক্ , অপরাধ বিষয়ক ছবি ' শার্লক হোমস ' এর অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র , শেফ জুলিয়া চরিত্রে অভিনয় এর জন্যে ' জুলি ও জুলিয়া ' ছবির অভিনেত্রী মেরিল স্ট্রিপ , ' প্রেসাস ' ছবিতে একজন বিরক্তিকর প্রতারক কিন্তু সমাজসেবী মা চরিত্রে অভিনয়ের জন্য অভিনেত্রী ম ' নিক এবং ' ইনগ্লোরিয়াস বাস্টার্ডস ' ছবিতে উল্লসিত রক্তপিপাসু নাৎসী চরিত্রে অভিনয়ের জন্য অভিনেতা ক্রিস্টোফার ওয়াল্টজ । ' দি হার্ট লকার ' ছবির জন্য সেরা পরিচালক বিভাগে মনোনয়ন প্রাপ্তির জন্য ক্যামেরন তার প্রাক্তন স্ত্রী ক্যাথরিন বিগেলোকে অভিনন্দন জানান । তিনি বলেন , ' আসলেই আমি ভেবেছিলাম ক্যাথরিন এটা জিততে যাচ্ছে , সত্যি সত্যি সে - ই এটার যোগ্য । ' ১২ বছর আগে ক্যামেরনের ' টাইটানিক ' সেরা নাট্যরূপ ও সেরা পরিচালক বিভাগের গোল্ডেন গ্লোব জিতে নিয়ে একাডেমি অ্যাওয়ার্ড এর শীর্ষে অবস্থান নিশ্চিত করে । এই ব্লকবাস্টার ছবিটি সেরা অ্যানিমেটেড ফিল্ম এর পুরস্কারটিও জয় করেছে । যদিও বর্ষব্যাপী বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলোতে মেরিল স্ট্রিপ এর একচ্ছত্র আধিপত্য ছিলো উল্লেখযোগ্য । কিন্তু এবার ম ' নিক এর পুরস্কার জয় ক্ষেত্রে নাটকীয় মোড় ঘুরিয়ে দিয়েছে । কারণ ম ' নিক সাধারণত সাহিত্য সংস্কৃতিতে অনুৎসাহী কমেডি চরিত্রের জন্য পরিচিত । অথচ এবার , স্যাফায়ার রচিত উপন্যাস ' পুশ ' এর ওপর ভিত্তি করে তৈরি ' প্রেসাস ' ছবিতে তার ভয়ংকর - হিংস্র অভিনয় দর্শকদের অবাক করেছে । মঞ্চে উঠে আনন্দাশ্রুতে ভেজা চোখে কান্নাভেজা গলায় ম ' নিক উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বলেন , ' প্রথমত আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই । কারণ তিনি আমাকে এমন একটি অসাধারণ পথে ভ্রমণের সুযোগ করে দিয়েছেন আর সেই পথে এগিয়ে যাওয়ার জন্য আপনারা আমাকে মনোনয়ন দিয়েছেন । ' ম ' নিক আরো বলেন , ' লি ড্যানিয়েলস , তুমি কতোটা প্রতিভাবান তা দেখার একটি সুযোগ পেলো বিশ্ব । তুমি একজন মেধাবী , সাহসী , অসাধারণ পরিচালক যে কখনই দ্বিধান্বিত হবে না । আর আমার ওপর বিশ্বাস রাখার জন্য তোমাকে ধন্যবাদ । ' সেই সঙ্গে অভিনেত্রী গ্যাবৌরে সিডিবিকে উদ্দেশ করে তিনি আরো বলেন , ' বোন গ্যাবি , আমি তোমাকে শ্রদ্ধা করি এবং আমার সঙ্গে অভিনয় করার জন্য তোমাকে ধন্যবাদ জানাই । ' মিউজিক্যাল বা কমেডি চরিত্রে সেরা অভিনেত্রীর প্রতিযোগিতায় স্ট্রিপ নিজেই নিজের প্রতিদ্বন্দী ছিলেন । তিনি রোমান্টিক ছবি ' ইটস কমপ্লিকেটেড ' এর জন্যেও মনোনীত হয়েছিলেন । স্ট্রিপ জানিয়েছেন , ' আমার দীর্ঘ অভিনয় জীবনে আমি অনেক অসাধারণ নারীর চরিত্রে অভিনয় করেছি এবং অনেকেই আমাকে ঐ চরিত্রের নারীটি ভেবে ভুল করেন । কিন্তু আমি পরিস্কার করে বলতে চাই , আমি অন্যদের গল্প আর জীবনের আধার মাত্র । ' অস্ট্রিয়ান বিখ্যাত অভিনেতা ওয়াল্টজ , যিনি হলিউডে অনেকটা নবাগত ; তিনি কোয়েন্টিন টারান্টিনোর ' ইনগ্লোরিয়াস বাস্টার্ডস ' ছবিতে উল্লসিত রক্তপিপাসু নাজি চরিত্রে অভিনয় করে সেরা সহ - অভিনেতার পুরস্কারটি জিতে নেন । ওয়াল্টজই বলেন , ' প্রায় দেড় বছর আগে আমি কোয়েন্টিন টারান্টিনোর মাধ্যাকর্ষণ শক্তির আওতায় পড়ি । তিনি আমার ছোট্ট সাধারণ জীবন ; আমার পৃথিবীটাকে তার মেধা , ভাষা ও দূরদৃষ্টি দিয়ে ছিনিয়ে নেন এবং তার নিজস্ব বলয়ে নিপে করেন ; যা বিমুগ্ধ করার মতোই একটি অভিজ্ঞতা । ' ২০০৬ সালে প্রবর্তিত অ্যানিমেটেড মুভি ক্যাটাগরিতে পিকচার অ্যানিমেশন এর ছবি ' দি ডিজনি আউট ফিট দ্যাট মেড আপ ' এবার চারটি পুরস্কারই জিতে নিয়েছে । এর আগের বিজয়ীরা হলো ওয়াল - ই , রাটা - টুলি এবং কারস । মনোনয়নপ্রাপ্তরা মহাজাগতিক কল্পকাহিনী থেকে শুরু করে ( অবতার ) বর্তমান সময়ের প্রাত্যহিক শিরোনাম ( ইরাক কাহিনীঃ দি হার্ট লকার , মন্দা নির্ভর কাহিনী ' আপ ইন দ্যা এয়ার ) ' - সব কিছুই গ্লোব এর সামনে তুলে ধরেছে । যা হলিউডের প্রথম বড় চলচ্চিত্র সম্মাননা হিসাবে পরবর্তীতে অস্কার এর জন্য মনোনীতদের খুঁজে বের করতে সহায়ক হবে । অনুষ্ঠানে উপস্থিত অধিকাংশ তারকাই এই অনুষ্ঠানে হাইতিতে ভূমিকম্প দূর্গত ও আক্রান্তদের সাহায্যের উদ্দেশ্যে ' রিবন ' পরে বাস্তব পৃথিবীর ট্রাজেডিকে স্মরণ করেছেন । বিডিনিউজটোয়েন্টিফোরডটকম / নিঝুম / এইচআর / জানুয়ারি ১৯ / ১০
বিজ্ঞাপন এখানে ক্লিক করুন এই সাইটে বিজ্ঞাপন দিতে
রাঙামাটি শহরে থাকার জন্য বেশ কয়েকটি হোটেল আছে । পর্যটন কমপেস্নক্সের ভেতরে পর্যটন মোটেল ( ০৩৫১ - ৬৩১২৬ , ঢাকা অফিস ৮১১৭৮৫৫ - ৯ , ৮১১৯১৯২ , এসি দ্বৈত কড়্গ ১৭২৫ টাকা , নন এসি দ্বৈত কড়্গ ৮০৫ টাকা ) । শহরের কাঁঠালতলীতে হোটেল সুফিয়া ( ০৩৫১ - ৬২১৪৫ , এসি একক কড়্গ ৯০০ টাকা , এসি দ্বৈত কড়্গ ১২৫০ টাকা , নন এসি দ্বৈত কড়্গ ৮০০ টাকা ) । রিজার্ভ বাজারে হোটেল গ্রীন ক্যাসেল ( ০৩৫১ - ৬৩২৮২ , ০১৭২৬৫১১৫৩২ , এসি কড়্গ ১১৫০ - ১৬০০ টাকা , নন এসি কড়্গ ৭৫০ - ১৫০০টাকা ) । কলেজগেট এলাকায় মোটেল জজ ( ০৩৫১ - ৬৩৩৪৮ , ০১৫৫৮৪৮০৭০১ , এসি কড়্গ ৯০০ - ১১০০ টাকা , নন এসি কড়্গ ৩৫০ - ৭০০টাকা ) । নতুন বাস স্টেশনে হোটেল আল মোবা ( ০৩৫১ - ৬১৯৫৯ , ০১৮১১৯১১১৫৮ , এসি কড়্গ ১২০০ টাকা , নন এসি কড়্গ ৩০০ - ৫০০টাকা ) । পর্যটন রোডে হোটেল মাউন্টেন ভিউ ( ০৩৫১ - ৬২৮৪৮ , ০১৫৫৩৪৪০৩২৪ , এসি কড়্গ ১২০০ টাকা , নন এসি কড়্গ ২০০ - ১২০০টাকা ) ।
২০০১ থেকে ২০০৬ বিএনপির ক্ষমতার আমল - ১৫ জুলাই ২০০১ সালে যেদিন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করল সেদিন থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর নেমে এল অমানবিক অত্যাচার । নির্বাচনের দিনে একদিকে বিএনপি ও জামায়াতের ক্যাডার দল অপরদিকে সামরিক বাহিনী ও পুলিশের নির্যাতনে নেতা - কর্মীরা ঘরে ঘুমাতে পারে নাই ।
ছোটবেলায় সবচেয়ে ভাল লাগত পুতুলখেলা দেখতে , পুতুলকে পেতে পুতুলকে নিয়ে খেলতে আমার ভাল লাগত না , আমি প্রতিদিন দেখতাম আর ভাবতাম কখন আমি পুতুল হব , কখন আমাকে নিয়ে কেউ খেলবে , কখন ওরা আমাকে নিয়ে সময় কাটাবে , শুধু একটা কথা ওরা কখনো টের পাবে না , আমি আর সব পুতুলের মতো কখনো হব না - আমি হব জ্ঞানী পুতুল । তেমন করে আমি আছি , চলছি এবং রয়ে গেছি - অনেকে বলে , আবার অনেকে ঠিক বলে না - অনেকে বোঝে , আবার অনেকে ঠিক বোঝে না - অনেকে দেখে , আবার অনেকে ঠিক দেখে না - পুতুল জ্ঞানী হলে কী হতে পারে , অন্যেরা ভাবতেও পারে না - অথচ কতদিন ধরে আমি এদেশের কত বড় সম্পদ , জ্ঞানী পুতুলের কত বড় এক দৃষ্টান্ত ।
গ্রাফাইটের সাথে কাদামাটি মিশিয়ে পেনসিল তৈরী হয় । ১৭৯৫ সালে নিকোলাস কন্টি নামে এক ফ্রান্সিস নাগরিক পেনসিল তৈরী করেন । প্রাচীন গ্রিক ও রোমানরা পেনসিল ব্যবহার করত বলে জানা যায় । আঠারো শতকের শেষের দিকে কাঠের ভেতর গ্রাফাইট ভরে কাঠপেনসিল তৈরী করা হয় । মূলত উনিশ শতকের মাঝামাঝি সময়ে মেশিনে পেনসিল বানানো শুরু হয় ।
- এটা কি শহরাঞ্চলে আপনাদের উপর ' ডেথ স্কোয়াড ' যে আঘাত হেনেছে তার জন্যে ? এটা কি রিট্রিট ?
ডা : আতিকের ছেলেটা ইংরেজীতে বড়ই দুর্বল , তাই শিশুতোষ গ্রামারটা পোষ্টাইলাম । ডা : আতিক কে ভালবাসি বলেই তার নামটা ব্যাবহার করলাম । পড়তে পারেন সকলেই । খারাপ লাগলে বলবেন এই বিষয় নিয়ে আর লিখব না । তয় আরণ্যক যিমুন কোন ভাবেই এই পোষ্টে ঢুকতে না পারে তার জন্য লগে মাড়লাম নো এন্ট্রি বান । যদি কাম না হয় তাইলে আমার কোন দোষ নাই ।
মাহমুদ দারবিশের স্মরনে এই লিখাটি সুলিখিত । আমার মনে হয় , তিনি শুধু প্যালেষ্টানীদের কবি নন , তিনি সারা বিশ্বের স্বাধীনতাকামী মানুষের একজন প্রতিনিধি , একজন যোদ্ধা , বিশেষ করে দুনিয়ার দেশে দেশে যাঁরা আত্ননিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্টার জন্য লড়াই করে চলেছেন ।
ওই সময় টেলিভিশনের ক্যামেরাম্যানরা টাকা না দিলে আমাদের খবর ও ছবি দেখাত না
রংপুর , ৪ জুন : ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ( রমেক ) অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে ছাত্রলীগ । শনিবার সকাল থেকে তারা এই ধর্মঘট শুরু করে । কয়েকদিন থেকেই ছাত্রলীগ কলেজের অধ্যক্ষের কাছে ছাত্র সংসদ নির্বাচন দাবি করে আসছে । বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে বৈঠকে বসে । কলেজের বিরাজমান পরিস্থিতিতে এখনই ছাত্রসংসদ নির্বাচন দেয়া সম্ভব নয় বলে বৈঠকে সিদ্ধান্ত হয় । এছাড়া আগামী তিন মাস ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় । শনিবার দুপুরে ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে । তারা কলেজের সকল ক্লাস রুমে তালা দিয়ে প্রধান ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে । কলেজের অধ্যক্ষ এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ নেতা ডা . আব্দুর রউফ জানান , কলেজে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে । তারাই উষ্কানি দিয়ে ছাত্রলীগকে মাঠে নামিয়েছে । কলেজ ছাত্রলীগের সভাপতি আশফাকুল হক পুলক বলেন , " ছাত্রছাত্রীদের অধিকার রক্ষায় আমরা আন্দোলনে নেমেছি । আন্দোলন সফল না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে । ছাত্র সংসদ নির্বাচন ছাড়া ছাত্রছাত্রীদের অধিকার আদায় করা সম্ভব নয় । " বর্তমান প্রশাসন বিএনপি - জামায়াতের পেতাত্মা হওয়ায় নির্বাচন দিতে গড়িমসি করছে বলে অভিযোগ করেন তিনি । বার্তা২৪ ডটনেট / এমকে
আমরা এভাবে হয়তো চিন্তাই করিনি । এর মধ্যে দুটি আমরা পার করে এসেছি , দুটি আছে সামনে । এচারটি তারিখ হলো - ১ / ১ / ১১ , ১ / ১১ / ১১ , ১১ / ১ / ১১ , ১১ / ১১ / ১১ । আরেকটি মজার তথ্য হলো - এবছরটি হলো আপনার জন্য সৌভাগ্যের ধারা । আপনি যে বছর জন্মগ্রহণ করেছেন সেই বছরের শেষের দুট সংখ্যা নেবেন । এ সংখ্যা দুটির সঙ্গে আপনার বয়স যোগ করলে ফলাফল হবে ১১১ । এটি শুধু আপনার ক্ষেত্রে নয় পৃথিবীর সবার ক্ষেত্রে ১১১ হবে ।
বর্তমান পাকিস্তানের নিজেদের রাজনীতিই এতো বিভ্রান্ত আর ছল কপটে ভরা , ওদের কাছে থেকে সত্য উদঘাটন এর আশা দূরাশা মাত্র । তবে এই বিষয়টা সামনে আসা উচিত । আমাদের জানা দরকার এই নৃশংসতার পিছনে আসলে কারা ছিলেন , কি উদ্দেশ্যে ? ধন্যবাদ আপনাকে সুন্দর লেখাটির জন্যে ।
লেখক বলেছেন : সীমাহীন বলপ্রয়োগের মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার যৌক্তিকতা নাই । এটা আদৌ সার্বভৌমত্ব রক্ষা করার পদ্ধতি নয় । কিণ্তু " সার্বভৌমত্ব রক্ষা " এটা আমার ব্যবহৃত শব্দ নয় । কোথাও ব্যবহার করি নাই , সচেতনে । কারণ শব্দটা ঠিক বেঠিক যাই হোক ভুল বুঝার সম্ভাবনাই বেশি । আমি বলেছে , " রাষ্ট্রের নিরাপত্তা " নিয়ে । তাও বলেছি CHT কমিশনের তৎপরতা ও ভারতের মানবাধিকার সংগঠনের ব্লু হেলমেট আহবানের প্রেক্ষিতে । আপনার সুবিচার আশা করি , আবার একটু কষ্ট করে মুল পোষ্ট ও পরের লম্বা মন্তব্যগুলো পড়তে অনুরোধ করছি । আমার কথা মানার দরকার নাই , কী বলেছি কেবল তাই জেনে সুবিচার চাছ্ছি । সমাধান , " শান্তি চুক্তি অবশ্যই না । এটা দিয়ে কিছু হবে বলে মনে হয় না আমার " - আপনার একথার সাথে আমি একমত । সমাধানের ব্যাপারে বিএনপির কোন হোম ওয়ার্ক আছে , বা ওরা সিরিয়াস - আমি মনে করি না । পাহাড়িদের দিক থেকে এবং বাংলাদেশ রাষ্ট্রের দিক থেকে সমস্যার গভীরতা সম্পর্কে ওদের ধারণা আছে এমন প্রমাণ ওরা রাখেনি । শুধু সেনাবাহিনী প্রত্যাহার হবে না কি হবে না - এটা কোন রাজনীতি বা অবস্হানই নয় । আওয়ামী লীগকেও আমি প্রায় একই দেখি , কোন হোম ওয়ার্ক নাই , সমস্যার গভীরতা টের পায়নি । কেবল তারা দাবি করতে পারে আমরা একটা চুক্তি করে পাহাড়ীদের দেশে ফিরিয়ে এনেছি । পাহাড়িরাও পরিপক্ক তা দেখাতে পারে নি ; বিচ্ছিন্ন হতে অথবা বাংলাদেশের ভিতরেই একটা কার্যকর সমাধানের দিকে সবাইকে বাধ্য করে নিতে পারে - এমন কোনদিকেই ওরা যোগ্যতা দেখাতে পারেনি । একবার বিচ্ছিন্ন হতে চেয়ে ঠোক্কর খেয়ে ওরা কিছু শিখেছে এমন মনে হয় না । উপরে অনেক মন্তব্যের জবাবে এনিয়ে অনেক কথা বলেছি , দেখতে পারেন । আছে তফাত দেখি নাই । " আমাদের দেশের কোন মানবাধিকার গ্রুপ এই ব্যাপারগুলোতে উদ্বিগ্ন " হয়নি বলে " মানবাধিকার গ্রুপের ব্যাপার আপনার মনোভাব ন্যায্য " মনে হয়নি আমার কাছে এর কো - রিলেশনটা কী ? মানবাধিকার গ্রুপ গুলোই কী এব্যাপারে একছত্র ? আমার কথা আপনি গ্রাহ্য তে নিবেন কী না সেটা মানবাধকার গ্রুপ গুলো ঠিক করে দিবে - আপনার কথা এমন হয়ে গেল মনে হচ্ছে । " ব্লু হেলমেট কিন্তু এই দেশের আর্মি মাথায় বেশি সংখ্যক পরিধান করে আছে । তাই ব্লু হেলমেট বাহির থেকে আসা লাগবে এটা মনে করছি না । " - আপনার এই কথা থেকে আমি নিশ্চিত হলাম " ব্লু হেলমেট " কাছ থেকে দেখা আপনার হয়নি । এমনিতেই " ব্লু হেলমেট " কখনই নিজের দেশে নিজে " ব্লু হেলমেট " হয় না ; নিয়ম আইনের বাইরে এটা । আর কাছ থেকে দেখা বললাম এজন্য যে , " ব্লু হেলমেট " কোন দেশে এসে বসলে সেই হোস্ট দেশের সেনাবাহিনী , জনগণ এসব কোন অসম্মান , দুর্গতিতে পরে , রাজনীতি , রাজনৈতিক দল , নীতিনির্ধারণ কাদের হাতে চলে যায় এটা আপনার ভেবে দেখা হয় নাই । ব্যক্তির দিক থেকে অন্য দেশে শান্তি মিশন খুবই ভাল , বৈধভাবে মেলা টাকা কামানো যায় । ঠিক এর উল্টা হলো হোষ্ট দেশের কপাল । আমাদের কোন জেনারেল , কোন সাধারণ মানুষ , কোন রাজনীতিক কীভাবে কার পায়ে চুমা খায় সেটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি বলবেন আপনার কোন ঘৃণিত দেশেও যেন " ব্লু হেলমেট " বা শান্তি মিশন না বসে ; এই দুর্ভাগ্য যেন কারও না হয় । মানুষের অবমাননার ( human degradation ) এক চরম নমুনা । কলোনি শাসনের কথা আপনি শুনেছেন , কিছু পড়েছেন , কিছু অভিজ্ঞতা ধারণা হয়েছে । কিন্তু " ব্লু হেলমেট " এর শাসনের আপনি কিছুই দেখেন নি । কলোনি শাসনের বিরুদ্ধে কাউকে তবু শত্রু হিসাবে শনাক্ত করতে পারেন । " ব্লু হেলমেট " এর শাসনে দেখবেন কেবল নিজেকে , নিজেই নিজের শত্রু । দোষ দেবার মত কাউকে খুজে পাবেন না । আমি " ব্লু হেলমেট " ডেকে এনেছি বলে নিজে আলাদা ট্রিটমেন্ট পাবেন একথা স্বপ্নেও কারও ভাবার অবকাশ নাই । " ব্লু হেলমেট " একটা অবজেকটিভিটি , কর্তা শুন্য । অথচ কর্তা আছে । তবু আপনার নিজেকেই নিজের শত্রু মনে হবে । এসব দিক যার জানা , বিবেচনা করা আছে সে কখনই নিজ দেশে কারও " ব্লু হেলমেট " আহ্বানকে হাল্কা করে দেখবে না । আতঙ্কে বিভীষিকায় আঁতকে উঠবে , উঠতে বাধ্য । এটাকেই আমি বাংলাদেশের নিরাপত্তা সমস্যা হিসাবে সবাইকে সচেতন করতে চেয়েছি , এর তুলনায় পাহাড়ি ইস্যু কোথায় গিয়ে কীভাবে শেষ হবে সেটা একেবারেই তুচ্ছ । " ১ / ১১ তে ব্লু হেলমেট হারানো ঠেকাতেই সংবিধান মাড়িয়েছে আর্মি সদস্যরা " - আপনার একথা একশ ভাগ সত্য । বরং আরও এগিয়ে বলা যায় , সৈনিকদের " বৈধ " নগদ আয়ের লোভে ফেলে কারও ওদের হাত মুচড়ে ধরার ক্ষমতা হাসিল করা । আমাদের মত দেশের সেনাদের ব্লু হেলমেটে খ্যাপ মারার লোভে ফেলা মানে নিজের সম্ভাব্য হত্যাকারিকে যে ছুরি নিয়ে আপনাকে খুঁজছে - নিজেই তাঁকে দাওয়াত দিয়ে বাসায় ডেকে এনে ওর হত্যার কাজটা সহজ করে দেয়া । আপনার মঙ্গল কামনায় ।
ভীষণ মাথা ব্যথা করছে বিকাল থেকে : : সন্ধ্যা থেকে বলা ভাল , বছরের এই অংশে বিকালটা এত ছোট যে বুঝতেই পারি না : : ২ ঘন্টার মত ঘুমিয়েও কোন ফল দেখছি না । এই মাঝরাতেও মাথা ছিড়ে যাচ্ছে ব্যথায় ! বায়োইনফরমেটিক্স নিয়ে গবেষণা করেন এরকম এক নতুন টিচারের জন্যে প্রায় জোর করে একটা কোর্স চালু করা হয়েছে , সেই ক্লাসটাতে বসে থাকতে গিয়ে মাথা ব্যথাটার শুরু : : ভদ্রলোক কী যে বলেন বুঝতে পারার কোন প্রশ্নই ওঠেনা : : প্রাণের জন্ম হলো কোত্থেকে এই জিনিষের উল্টোপাল্টা থিওরি নিয়ে আজকের লেকচার ; বিটকেল কোথাকার ! এই প্রাণের গবেষকেরা প্রাণহীন যন্ত্র - পাতির ডিপার্টমেন্টে ঢোকে কীভাবে ? এর ক্লাস যদি আর করেছি . . . ইদানীং কালেকশনের প্রায় সব গানের সিডি XP তে ব্লান্ক দেখাচ্ছে : : বন্যা র রবীন্দ্রসংগীতের কালেকশনের একটা mp3 সিডি পুরোপুরিই নষ্ট , কোথায় যে সমস্যা - - ড্রাইভে সমস্যা হলে আমি গেছি , ল্যাপটপের ওয়ারেন্টির সময় শেষ : : কিছু হলেও কিছুই করার নেই - - অর্থনীতির অবস্থা ভাল নয় ।
চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং এম মঞ্জুরুল আলম সার্বক্ষণিক ইসির নজরদারিতে থাকবেন । একে অন্যের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য প্রদান , উস্কানিমূলক আচরণসহ নির্বাচনী আচরণ ভঙ্গ করছেন কি - না তা পর্যবেক্ষণ করতে দু ' জনের সঙ্গে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং ভিডিও ক্যামেরার ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন । প্রার্থীদের এ বিষয়ে আজই চিঠি পাঠানো হবে । নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন গতকাল বুধবার সাংবাদিকদের বলেন , আগামী ৫ জুন থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত এ ব্যবস্থা বলবৎ থাকবে । প্রয়োজন হলে অন্য মেয়র প্রার্থীদের কার্যক্রম এভাবে পর্যবেক্ষণ করা হবে । একে অন্যের বিরুদ্ধে অভিযোগ জানাল আর কমিশন তার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিল_ তা হবে না । কেউ অভিযোগ না জানালেও কমিশন ম্যাজিস্ট্রেটদের প্রতিবেদন এবং ভিডিও ফুটেজ দেখে সিদ্ধান্ত নেবে । এছাড়া ম্যাজিস্ট্রেটরা যে কোনো সময় আইন ভঙ্গের কারণে প্রার্থী বা তাদের সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন । নির্বাচন কমিশনার বলেন , নির্বাচনকে গ্রহণযোগ্য , নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে সিটি করপোরেশন এলাকার প্রতিটি ভোটকেন্দ্রে সম্ভব না হলেও যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ সেগুলোতে ভিডিও ক্যামেরা বসানো হবে । আর প্রতিটি কেন্দ্রে কমিশনের একজন করে নীরব পর্যবেক্ষক থাকবেন । তারা ঘটনা দেখে যাবেন । ওই স্থানে কোনো মন্তব্য করবেন না । তারা কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন । তাদের পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে কমিশন কোনো কেন্দ্র বাতিল করার মতো সিদ্ধান্ত নিতে পারবে । ভোলা - ৩ আসনের নির্বাচনেও এটা করা হয়েছিল । ছহুল হোসাইন বলেন , আগামীকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আইন - শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামবেন । প্রতিদ্বন্দ্বী মেয়র বা কাউন্সিলর প্রার্থী বা তাদের কর্মী - সমর্থকরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তৎক্ষণাৎ তাদের বিচার করা হবে । আইন অনুযায়ী ৬ মাস থেকে ২ বছরের জেল ও আর্থিক জরিমানাও করতে পারবেন ম্যাজিস্ট্রেটরা । সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ছহুল হোসাইন বলেন , আগামী ৭ ও ৮ জুন মেয়র প্রার্থীদের নিয়ে সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন । এ সংলাপ সরাসরি বাংলাদেশ টেলিভিশন , রেডিওতে সম্প্রচার করা হবে । সংলাপে অংশ নেওয়ার জন্য আজ প্রার্থীদের চিঠি পাঠানো হবে । আগামী ১৭ জুন ছয় মহানগরে বিএনপির বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে । এ কারণে সিসিসি নির্বাচন বাধাপ্রাপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে । এ অবস্থায় কমিশন কী করবে জানতে চাইলে ছহুল হোসাইন বলেন , আশা করি বিএনপি সিসিসি এলাকায় তাদের কর্মসূচি শিথিল করবে । তারপরও যদি তা না করে তবে আইনে যা আছে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে
" দেখো শর্মিলা , তুমি আমাকে খেলনা বানিয়ে বিশ্বের লোক ডেকে খেলা করবার চেষ্টা কোরো না " এই বলে শশাঙ্ক দ্রুত চলে গেল । শর্মিলা শোবার ঘরে দরজা বন্ধ করে খানিকক্ষণ কাঁদলে ।
l গ্রাম পঞ্চায়েত স্তরে ৪১ . ৭৩ % প্রধান মহিলা ।
যে ওয়েবসাইটটি তৈরী করেছি সেটি এবার 50webs এর সার্ভারে হোস্ট করব । http : / / www . 50webs . com / members / এ গিয়ে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন । 50Webs Members Area ওপেন হবে । File Manager আইকনে ক্লিক করুন ।
বিতর্কিত ব্লগার বলেছেন : একমত . . . জাতীয় এই গুরত্বপুর্ন বিষয় নিয়ে লেখা পোস্ট স্টিকি করায় মডুদের আন্তরিক ধন্যবাদ জানাই ।
উন্মাতাল তারুণ্য লিখেছেন : আরো আজব কাহিনী হল স্টেশনে গিয়ে রিক্সা থেকে নামতে গিয়ে দেখি রিক্সাটা আমিই চালাচ্ছিলাম । রিক্সাওয়ালা রাস্তায় কোথায় জানি রিক্সা থেকে পড়ে গেছে । হা হা হা হা . . .
২০০৬ সালে আমার এক আত্মীয়কে তিন লাখ টাকা দিয়েছিলাম ব্যবসার জন্য । সে বলেছিল আমাকে কিছু লাভ দেবে । কিন্তু সে লাভের টাকা দেওয়া দূরের কথা , আসল টাকাই দিচ্ছে না । কীভাবে আমি আমার টাকা পাব ? টাকা দেওয়ার কোনো প্রমাণপত্র আমার কাছে নেই । সে শুধু আমাকে ঘোরাচ্ছে টাকা দেওয়ার কথা বলে । কীভাবে আমার টাকা পেতে পারি ? নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরা , ঢাকা আপনি আপনার টাকা ফেরত পাওয়ার জন্য উপযুক্ত দেওয়ানি আদালতের দ্বারস্থ হতে পারেন । আপনি যে প্রতারণার শিকার হয়েছেন , সেই প্রতারণার অপরাধের জন্য আত্মীয়র বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করতে পারেন ।
এযাবৎ তাঁর রচিত ও প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৬৩ টি । যার মধ্যে গবেষনা বিষয়ে ২২ টি , নবী জীবনী ২ টি , নাটক ২ টি , রম্য রচনা ২টি , পুথিঁকাব্য ৩টি , আত্মজৈবনিক ২টি , বিবিধ ৮টি ।
১৫ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি মো . মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি মো . জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ভর্তির আরোপিত ওই শর্ত বেআইনি ও বাতিল করে রায় দেন । ওই রায়ের পর আইনি লড়াইয়ে যেতে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ' খ ' ও ' ঘ ' ইউনিটে ভর্তির সাক্ষাত্কার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । এর আগেও একই কারণে ২৭ নভেম্বর ' খ ' ইউনিটের ভর্তির সাক্ষাত্কার স্থগিত করা হয়েছিল ।
স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক বলেন , " ২০২১ সালের মধ্যে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের হার শতকরা ৮০ ভাগে উন্নীত করার লক্ষ্যমাত্রা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এ লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জ মোকাবেলায় বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে সরকার । "
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যে ক্ষেত্রটি এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটি হলো আমাদের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো অর্থাৎ গার্মেন্টস সেক্টর । বর্তমানে বাংলাদেশে এই খাতটি থেকে বাংলাদেশ সরকার বছরে সবচেয়ে বেশি ( ৭৬ % ) বৈদেশিক মুদ্রা আয় করে । একই সাথে দেশের নিম্নবিত্ত জনগোষ্ঠীর একটি বড় অংশ যুক্ত এই শিল্পটির সাথে । সবচেয়ে বেশি মেয়েরা । তাই এই সেক্টরটি নিয়ে বাংলাদেশ সরকার ও এর জনগনের আশা আকাঙ্ক্ষা অনেক . . .
তিনি বলেন , " শিল্পাচার্য জয়নুল আবেদীন বিশেষভাবে কিবরিয়া স্যারের প্রশংসা করতেন । বাংলাদেশে মডার্ন আর্ট বা বিমূর্ত চিত্রকলার পথিকৃৎ ছিলেন উনি । এটা শুধু আমাদের কথা নয় , কিবরিয়া স্যার সম্পর্কে এটা জয়নুল আবেদীনের মন্তব্য । "
বিনাবাক্য ব্যয়ে নির্দেশ পালন শিখায় আর কোথায় ? সেটা সেনাবাহিনীতে । তাই নিয়ন্ত্রন করতে চাইলে ধর্ম আর সেনাবাহিনীর উপর সওয়ার হওয়াই সবচেয়ে সুবিধাজনক । জানেন তো , দেশের রাজনীতিতে বেসিক এই কৌশলগুলোই সফলভাবে প্রয়োগ করে জামাত । অন্য দলগুলো যখন পেশীশক্তি আর আদর্শের কথা বলে , জামাত তখন পেশীশক্তির পাশাপাশি ধর্মের আনুগত্যও দখলে নেয়ার চেষ্টা করেছে , সফলও হয়েছে অনেকদুর । তাইতো মুক্তচিন্তা নিরূৎসাহিত হয় , মওদুদী হাদিস নিয়ে প্রশ্ন করা নাজায়েজ হয় ।
আজ এই লেখাটা মূলত কোন গুছানো লেখা না । আসলে আমার কোন লেখাই গুছানো হয় না … এলোমেলো শব্দগুলোকে বেঁধে - টেধে একসাথে করে ব্লগে ছাপিয়ে দিয়েই আমার কাজ শেষ । মাথার ভেতর কিলবিল করা অশান্ত ভাবনাগুলোকে ঝেড়ে ফেলাই আমার লেখালেখির মূল উদ্দেশ্য । মাঝে মাঝে আমার বড্ড অস্বস্তি হয় । হয়ত আমি এরকম হিজিবিজি কিছু লিখেছি - সেটা অনেক আশা নিয়ে অনেকে পড়তে এসে একটু অপ্রতিভ হন কী ? প্রতিদিন প্রচুর পাঠক আসেন আমার এই স্বপ্নময় জগতে … অর্থহীন বকবকানিগুলো কী করে তারা গলাধঃকরণ করেন আমি জানিনা । সমবেদনা জানাই তাদের প্রতি ! সেই সাথে আমার কৃতজ্ঞতাও … .
ভারতীয় দল সহ সকল ভারতীয় সাপোর্টার দের অভিন্দন
কি আর করব , আমি তো যথাসম্ভব চেষ্টা করছি
স্টাফ রিপোর্টার : সঙ্কট না থাকলেও চালের দাম বাড়ার কারণ অনুসন্ধানের জন্য খাদ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় অন্যান্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার কথাও তুলে ধরে টিসিবিকে আরও কার্যকর করার কথা বলেন বাণিজ্যমন্ত্রীকে । এছাড়া বারবার নির্দেশ দেয়া সত্ত্বেও টিসিবি যথাযথভাবে কার্যকর না হওয়ায় সংশ্লিষ্টদের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি । গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী ।
ভাই , আপনে আমারে এক্কেরে এপ্রিল ফুল বানাই দিলেন । এখন থিকা পাইথন শিকমু ।
আরে আরাফাত ভাই যে । আমি আপনার সাইটি দেখি মাঝে মাঝে । ধন্যবাদ আপনাকে এই সাইটটি দেখার জন্য ।
লেখক বলেছেন : বেলুন যে কেন আসলো না এইটা তো আমিও বুঝলাম না । মনে হয় ম্যাট্রিকের সার্টিফিকেটের বয়স লিখসিলাম সামুতে রেজিস্টার করার সময় চাচ্চু আমারে একটা বেলুন কিন্যা দাও ।
ঢাকা , ১১ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : ডিএসই ' র তালিকাভুক্ত ৯টি প্রতিষ্ঠান জানিয়েছে তাদের শেয়ারের সামপ্রতিক অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ব্যাপারে তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই । কোম্পানিগুলো হল বেক্সিমকো লিঃ , গোল্ডেনসন লিঃ , রহিম টেক্সটাইল , পাইওনিয়ার ইন্স্যুরেন্স , ঢাকা ইন্স্যুরেন্স লিঃ , বিডি ওয়েল্ডিং , গ্রামীণ ফোন লিঃ , প্রাইম টেক্সটাইল , আইডিএলসি ফাইন্যান্স লিঃ । সম্প্রতি কোম্পানিগুলোর শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় । এর প্রেক্ষিতে কোম্পানিগুলোর শেয়ারের দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ ( ডিএসই ) তাদের কাছে কারণ দর্শানো নোটিশ পাঠায় । ডিএসই ' র নোটিশের জবাবে তাদের কাছে কোনও মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানায় কোম্পানিগুলো । ( শীর্ষ নিউজ ডট কম / এএস / এমআই / সস / ১৫ . ৫৫ঘ . )
মেহেদী ভাই আমার মোবাইলে এস , এম , এস আসে না তো । আপনার নিময় অনুযায়ী লগইন করেছি কিন্তু কই আমার মোবাইলে তো এস , এম , এস আসে না । দয়া করে সমস্যাটা দেখবেন কি ?
বিজনেস ক্যাজুয়াল অফিসে খুব কেতাদুরস্ত হয়ে থাকাটা এখন অনেকেই তেমন পছন্দ করেন না । অফিসের পোশাকটা হওয়া চাই আরামদায়ক । আবার ঘরে পরার পাতলা টি - শার্ট , ঢিলে প্যান্ট পরেও তো অফিসে আসা যায় না , তা যতই আরামদায়ক হোক না কেন । এর পাশাপাশি ফ্যাশনের কথাও আছে । আনুষ্ঠানিক পোশাকের ধরনে তাই বেশ পরিবর্তন দেখা যাচ্ছে । সব মিলে বিজনেস ক্যাজুয়াল পোশাকের চল এখন বেশ । এ নিয়ে কথা হয় মডেল আদিল হোসেন নোবেলের সঙ্গে । তিনি মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান এয়ারটেলের করপোরেট ও এসএমই সেলস বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন । তাঁর মতে , ব্যাংক বা টেলিকম প্রতিষ্ঠানে সপ্তাহে এক দিন অনেকে অফিসে ক্যাজুয়াল পোশাক পরেন । তবে অবশ্যই তাতে ন্যূনতম মান থাকে । ক্যাজুয়াল পোশাক পরলেও পোশাকে আনুষ্ঠানিকতার একটা ছাপ থাকে । পোশাক যা - ই হোক , তা পরিষ্কার - পরিচ্ছন্ন হওয়া চাই । টি - শার্ট , জিনস পরলেও দেখতে যেন মার্জিত লাগে । তাই বলে গোল গলা গেঞ্জি বা স্যান্ডেল পরে অফিস করা যাবে না । অর্থাৎ বাসার পোশাকে অফিস করা যায় না । স্যুট না পরলেও ফুলহাতা শার্ট পরা উচিত । সঙ্গে খাকি বা গাঢ় রঙের প্যান্ট । জুতোটা অবশ্যই পলিশ করা হতে হবে । আদিল হোসেন আরও বলেন , যা - ই পরা হোক না কেন , পোশাক হবে ফিটিং । শার্টের রং গাঢ় বা সলিড হবে । লিনেন বা গ্যাবারডিন কাপড়ের প্যান্ট পরা যেতে পারে । রং বাদামি , ছাই বা খাকি হতে পারে । ব্লেজার বা জ্যাকেট অথবা দুটোর মাঝামাঝি কিছু একটা পরা যায় । এগুলো দৈনন্দিন জীবনযাত্রায় আরামদায়ক , মানানসই , আবার কর্মক্ষেত্রেও স্বচ্ছন্দ । সবচেয়ে বড় কথা , যা - ই পরা হোক না কেন , তাতে করপোরেট একটা লুক থাকবে । হালে এটাকে বলা হচ্ছে বিজনেস ক্যাজুয়াল পোশাক । নেসলে বাংলাদেশ লিমিটেডের সাপ্লাই চেইন পরিচালক নকিব খান জানালেন , প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী বা অনুষ্ঠানে গেলে অনুষ্ঠানের ধরন অনুযায়ী পোশাক পরতে হয় । ব্যাংকে কর্মরত হলে স্যুট - টাই ( কালো স্যুটের সঙ্গে একই রঙের প্যান্ট ) পরা যায় । ড্রেসকোড বিজনেস ক্যাজুয়াল বললে টাই - স্যুট না পরলেও চলে , চাইলে ভিন্ন রঙের স্যুট - প্যান্ট পরা যায় । জ্যাকেট , জিনস , ফতুয়াও পরা যায় । গাঢ় রঙের পোশাকই রাতের অনুষ্ঠানে মানানসই । ফ্যাশন হাউস লুবনান ও রিচম্যানের পরিচালক ও ডিজাইনার নাইমুল হক খান বলেন , ' অনুষ্ঠান উপলক্ষে টাই পরা যেতে পারে , আবার না পরলেও ক্ষতি নেই । এটা যার যার রুচির ব্যাপার । শার্টটা ফুলহাতা হওয়াই ভালো । গরমে দিনের বেলায় হাফহাতা সাদা অথবা হালকা রঙের পোলো শার্টও পরা যেতে পারে । মোজা গাঢ় রঙের হবে , তবে খেয়াল রাখতে হবে , বসলে পায়ের খালি অংশ যেন দেখা না যায় । চামড়ার জুতা পরা যায় , তবে স্যান্ডেল নয় । অ্যাথলেটিক বা হাইকিং বুটও নয় । ' পেশাজীবীদের কাছে বিজনেস ক্যাজুয়াল পোশাক জনপ্রিয় । ক্যাজুয়াল লুক হিসেবেও জিনসের প্যান্টের সঙ্গে অনেকে স্যুট - টাই পরতে পছন্দ করেন । জিনসের প্যান্ট , পোলো শার্ট কিংবা ড্রেস শার্ট ব্যবস্থাপক বা পেশাজীবীদের কাছে মানসম্মত পোশাক হিসেবে বিবেচিত । নেকটাই , কাফলিং বিজনেস ক্যাজুয়াল ধাঁচের পোশাকে পরা হয় না । আনুষ্ঠানিক ভাব আর আরাম দুটোই পাওয়া যায় বিজনেস ক্যাজুয়াল ধাঁচের পোশাকে । তবে এটা কিন্তু পার্টি বা পিকনিকের পোশাক নয় । অফিসের কেতাদুরস্ত ভাবটা অনেকেই তেমন পছন্দ করে না । আবার খুব সাদামাটাভাবেও অফিস করা যায় না । তাদের চাহিদা আর রুচির সঙ্গে মানানসই হতে পারে এ ধরনের পোশাক । আরামদায়ক প্যান্ট - শার্টের সঙ্গে চামড়ার তৈরি জুতা ও বেল্ট পরতে হবে । ওটুর প্রধান নির্বাহী আসিফ ইবনে মান্নান জানালেন , এই ধাঁচের পোশাক হিসেবে ক্যাজুয়াল শার্টই পরা হয় । এর সঙ্গে ব্লেজারটা বেশ ফ্যাশনেবল হতে পারে । একটু ভিন্নতা থাকতে পারে ব্লেজারের নকশায় । ন্যারো ফিটিং প্যান্ট পরতে পারেন । জিনসও বেশ মানাবে । তবে জুতা ও বেল্টে আনুষ্ঠানিক ভাবটা থাকা চাই । যে ধরনের পোশাকই পরেন না কেন , শরীরের উচ্চতা , গঠন ও মুখের গড়ন বিবেচনায় রাখুন । কাটিং ও ফিটিং ভালো হওয়া জরুরি ।
রোজারিও বলেছেন : টিপস গুলো ভাল লাগলো । পোস্ট প্রিয়তে ।
পোস্ট করা হয়েছে : শুক্র নভেম্বর ১৯ , ২০১০ ১০ : ১৬ পূর্বাহ্ন
এদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ' ত্রিভুজ ' এর উদ্যেগে আয়োজিত ম্যাগাজিনমূলক অনুষ্ঠান ' ত্রয়ী ' এর ৫ম পর্ব অনুষ্ঠিত হয় । মিলনায়তন ভর্তি প্রায় দুই হাজার দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন । অনুষ্ঠানে নানা ধাচের নৃত্য , গান , একক ও দ্বৈত অভিনয় , নাটক , ফ্যাশান শো প্রভৃতি আয়োজন উপস্থিত দর্শকদের মনটা যেন রাঙিয়ে দেয় ।
বাংলাদেশ সরকার এর ১২০০০ টাকার ল্যাপটপ ( নোটবুক ) ব্রান্ড নাম - " দোয়েল " পাওয়া যাবে জুলাই / আগস্ট থেকে
পোস্ট এখনো স্টিকি হয়না ক্যান্ রে মডু ? ! মাদ্রাসা - বেপারীরে নগরের মধ্যিখানে ন্যাংটা করার প্রস্তাব আপনের পছন্দ হয় নাই ? !
তবে এ নির্দেশনা বাস্তবায়নে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করলে গত বছরের ৬ অক্টোবর হাইকোর্ট চলতি বছরের ৩০ মে পর্যন্ত সময় দেন । বেঁধে দেয়া সময়ের এক মাস পেরিয়ে গেলেও ওই নির্দেশনা বাস্তবায়ন করা হয়নি বলে ২ জুন ছয় সচিব ও ছয় কর্মকর্তার বরাবরে আইনি নোটিস পাঠানো হয় । নোটিসে সাত দিনের মধ্যে আদালতের নির্দেশনা অনুসারে পদক্ষেপ নিতে বলা হয় । বলা হয় , নতুবা আদালত অবমাননার আবেদন করা হবে । এরই ধারাবাহিকতায় হাইকোর্টে আবেদনটি করা হয় ।
অজিত বলেছেন : তির্যক ভাই @ সেটা ঠিক করবে আমাদের বড়ভাই লালসালু দা । হাজার হোক লালসালুদার পোষ্টে এসে এমন একটা আইডিয়া বেরোল ত , তাই স্বত্ব সম্পূর্নভাবে লালসালুদাকে নিঃশর্তভাবে প্রদান করা হইল ।
লেখক বলেছেন : ভাই চুপ থাকলে চলবে না ! এরা সেই চান্স নিবে
সিআইএ - এর সাবেক ডেপুটি পরিচালক জন ম্যাকলাফলিন জানিয়েছেন , ' লাদেনের বাসস্থান থেকে উদ্ধার করা এসব উপাদান যদি সোনার খনি না হয় তবে খুবই আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়াবে । এই তথ্যের ভাণ্ডারে হয়তো লুকিয়ে রয়েছে ওসামার পরিকল্পনা , ঘনিষ্ঠজন , অর্থের উৎস এবং পাকিস্তানের সঙ্গে তার সম্পর্কের আদ্যোপান্ত ।
আজ অনেকটা ধুমধামেই আমাদের রাষ্ট্র তার রাষ্ট্রপালিত বান্দাদের সহযোগে পহেলা বৈশাখ পালন করাতে পারল । আমরাও অনেকটা গৃহপালিত বান্দার মতোই তা স্মরণীয় বরণীয়ও করলাম । তাতে নাগরিক মধ্যবিত্তের তেমন সমস্যা হয়েছে বলে দৃশ্যত মনে হয় নি । তবে ঘটনার আড়ালেও ঘটনা থাকে , কষ্টের আড়ালেও কষ্ট থাকে । নাগরিক শিক্ষিত মধ্যবিত্ত , প্রিন্টিং ও ইলেক্ট্রনিক মিডিয়া হুলস্থূল সহকারে বাংলা নববর্ষ পালন করলেও সনাতন হিন্দু সমাজ আজ পালন করেছে চৈত্র সংক্রান্তি । আমাদের পাশের রাজ্য পশ্চিমবঙ্গেই আগামীকাল পহেলা বৈশাখ পালন করা হবে । এরই মধ্যে দুই - একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হলাম আমি । আমার অতি পরিচিত একজন সরকারি কর্মজীবী আমায় জানাচ্ছেন , একটা ব্যাপার খেয়াল করেছেন … এই বলেই লোকটা আমার দিকে এভাবে তাকালেন যেন আমার দায়িত্ব হচ্ছে এইটুকুতেই সবটুকু বুঝে নেয়া । আমার না - বুঝাকে তাচ্ছিল্যের ভিতর ফেলে তিনি বলছেন , এই দেশের হিন্দুরা তো সরকারের আইন মানে না ! আমার অতি আশ্চর্য অবয়বকে পুঁজি করে আমায় জানাচ্ছেন , সরকারের ঘোষণা আছে বুধবার ১৪ই এপ্রিল পয়লা বৈশাখ , কিন্তু এরা ভিতরে ভিতরে বিষুদবার দিন পহেলা বৈশাখ করবে , পূজা - উজা করবে আর - কি । আমি বুঝাতে চাইলাম , এরা তো পঞ্জিকা মেনে তাদের ধর্মমতে … ; _আরে রাখেন আপনার পঞ্জিকা , এইসব সরকারের সাথে গাদ্দারি , এরা ইন্ডিয়ার বুদ্ধিতে নাচে , আপনারা এইসব বুঝবেন না । আমি তাকে কিছুতেই বুঝাতে পারলাম না । আমি বাধ্য হয়ে একজন সনাতন হিন্দু সম্প্রদায়ের লোককে তাদের এই ধরনের অবাধ্যতা বিষয়ে তাদের মতামতটা জানতে চাইলাম । তার কথা বেশ সরল - মীমাংসামুখি । তার বাপ - দাদারা গ্রামের নিয়মে যেভাবে চৈত্র - সংক্রান্তি বা পয়লা বৈশাখ যেভাবে পালন করেছেন , এরাও তা - ই করছেন । তারা তো মুরুব্বিগণের সাথে বেয়াদবি করতে পারেন না । আসলে মহাত্মা ( ! ) এরশাদ অনেকভাবে জাতিকে লণ্ডভণ্ড করার মানসে অনেককিছুর মতো এই কাজটিও করে গেছেন । অর্থাৎ রাষ্ট্র কর্তৃক মুসলিম আধিপত্যকে একচেটিয়া করার মানসেই এ কাজটি করা হয়েছে । ভৌগোলিক জাতীয়তাবাদীরা ( এই যুগল দৃশ্যত , কার্যত , প্রবহমানত অনেকটাই একই নবীর উম্মত । ) না হয় একই ধারায় তা বহাল রেখেছিল , এখন ভাষাপন্থি জাতীয়তাবাদীরাও একই কাজ কেন করছেন ? কারণ এখন যেভাবে পহেলা বৈশাখ পালন করা হচ্ছে , এতে সনাতন হিন্দু সমাজকে শুধু নয় , লোকজ সমাজকেও বুড়ো আঙুল দেখানো হচ্ছে । মুক্তচিন্তার কথিত সওদাগরগণও দেখছি এ ব্যাপারে অনেকটাই চুপচাপ আছেন !
সম্প্রতিক কালে ছাত্রলীগ যা করছে - তা দেখে জানেতে ইচ্ছে করে এর নাম কি ডিজিটাল বাংলাদেশ বা দিন বদলের সনদ ? তারা আগে করতো বিভিন্ন জায়গায় এখন স্বয়ং প্রধানমন্ত্রীর সভা স্থলেই . . . . . . . . . . . . . . . http : / / www . amadershomoy . com / online / cont … ws0544 . htm http : / / www . jugantor . com / online / content / … opnews . htm http : / / www . amardeshbd . com / dailynews / ind … Z = IZQIHPNC এটা প্রতিকার করা সম্ভব নয় কারন , স্বরাষ্ট্র মন্ত্রী বলেন : এটা একটা সাবটাজ , এটা নিজ দলীয় হোক আর সাবটাজ হোক এর থেকে দেশ কে বাচানোর দায়ীত্ব কার ? খাদ্যমন্ত্রী বলেন : পুলিশের নিরবতাই এর জন্য দায়ী , কেন পুলিশ নিরো ছিলো এটা দেখার দায়ীত্ব কার ? যেখানে ছাত্রলীগের হাতে আধুনীক অস্ত্র আর পুলিশের হাতে লাঠি - - - - - - এ ক্ষেত্রে পুলিশেরই বা কি করার ছিলো ? বানিজ্য মন্ত্রী বলেন : এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় , যদি তাই হয় এই কষ্ট থেকে জন গনকে উদ্ধার করবে কে ? প্রধানমম্ত্রী বলেন : ছাত্রলিগের নেতা কর্মীরা অনেক ধৈর্যশীল , তা না হলে ছাত্র দল মধুর ক্যান্টিনে কেক কেটে জন্মদিন উৎযাচন করতে পাতেন না - তার চোখের সামনে বা জাহাঙ্গীর নগরে যা ঘটছে সে ব্যাপারটা যদি প্রমান করে তারা ধৈর্যশীল তবে আর কি বলার আছে ?
( ২ ) উপ - ধারা ( ১ ) এর অধীন সিটি কর্পোরেশনের কোন মেয়রকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ প্রদান করা হইলে উক্ত আদেশপ্রাপ্তির তিন দিনের মধ্যে সাময়িকভাবে বরখাস্তকৃত মেয়র , তাহার দায়িত্ব পালনকারী জ্যেষ্ঠতার ক্রমানুসারে মেয়রের প্যানেলের সদস্যের নিকট স্বীয় দায়িত্ব হস্তান্তর করিবেন এবং উক্ত মেয়রের বিরুদ্ধে আনীত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত অথবা উক্ত মেয়র অপসারিত হইলে , তাহার পরিবর্তে নূতন মেয়র নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত মেয়র সাময়িকভাবে বরখাস্তকৃত মেয়রের দায়িত্ব পালন করিবেন ৷
পোস্ট করা হয়েছে : বৃহঃ নভেম্বর ১৮ , ২০১০ ১১ : ০৭ পূর্বাহ্ন
আশা করি সবাই ভাল আছেন । আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের বেশির ভাগই ফেসবুক ব্যবহার করে থাকি । ফেসবুকের মূল উদ্দেশ্য হলো সামাজিক যোগাযোগ রক্ষা করা । অনেক সময় এই ফেসবুকই আমাদের বড় ধরনের সমস্যার সম্মুখীন . . .
লেখক বলেছেন : ছালাম , ম জ বাসার সংস্কারকের ২ জন উপদেষ্টা পাওয়া গেল । আপনাদের কি খেতাব দেয়া যায় ভেবে পাইনে । বিনীত ।
কথা বলেছেন : ইসলামী ব্যাংক সম্পর্কে আমার কয়েকটা অবর্জারভেশ : ১ । সেন্ট্রালই যেখানে সুদী কারবার সেখান ইসলামী ব্যাংক ব্যবস্থা আমার কাছে মন্দের ভালো বলেই মনে হয় । সেন্ট্রালই সুদী ব্যবস্থা বিলুপ্ত হলে ইসলামী ব্যাংক পূর্ণ রূপ পাবে বলেই বিশ্বাস । ২ । আমি হালাল উপায়ে ব্যাংকিং করতে চাই । ইসলামী ব্যাংক সে ব্যবস্থা কিছুটা হলে করে দিয়েছে । ৩ । যদি শরীয় কোন সমস্যা থাকে দায়ী আমি থাকবনা দায়ী থাকবে ইসলামী ব্যাংক সংশ্লিষ্টরা ।
ভাইবোনঃ শেখ কবীর আহমেদ , শেখ সাব্বির আহমেদ , জরিনা ফারুক , লুৎফা তাহের ।
৫ . আমেরিকার দু ' শ বছরের শাসনকালে মাত্র ২২ বার সংবিধান সংশোধন হয়েছে । আর বাংলাদেশে একুশ বছরে ১২ বার সংশোধনী হয়ে গেছে । চল্লিশ বছরের স্বাধীন দেশে ১৬ বছরই ছিলো সেনাবাহিনী থেকে আসা ক্যু ও দখলদার শাসক । জনগণের মৌলিক অধিকার হরণ করে সামরিক শাসকেরা দেশটাকে পৈতৃক সম্পত্তিতে পরিণত করেছিলো । সামরিক শাসনের ফলে গণতান্ত্রিক পদ্ধতির যে ক্ষতি হয় তা বলার অপেক্ষা রাখে না । তার একটি ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি । বিদেশে বাংলাদেশের যতজন রাষ্ট্রদূত রয়েছেন , তাদের মধ্যে সিংহভাগ সামরিক বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের ইন সার্ভিস কর্মকর্তা অথবা অবসরপ্রাপ্ত কর্মকর্তা । প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত ব্যক্তিদের প্রেষণে নিয়োগের কথা নাইবা উল্লেখ করলাম । জিয়ার শাসনকালে যথাক্রমে সামরিক শাসনের আওতায় ১১ হাজার ব্যক্তির বিচার করা হয় এবং ৯ হাজার লোক বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা ও কর্মচারী চাকুরিচ্যুত হন । আর এরশাদের শাসনকালেও প্রায় অনুরূপ ১৩ হাজার ব্যক্তিকে সামরিক শাস্তি দেয়া হয় এবং ১১ হাজার কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে , যা দুটো সংশোধনীর মাধ্যমে বৈধ করা হয় । সামরিক শাসন কখনোই কারো কাম্য নয় । কাম্যের প্রশ্নও এখানে একেবারে অবান্তর । বরং সামরিক শাসনের প্রতি দেশবাসীর তথা বিশ্ববাসীর যে ঘৃণা রয়েছে তা সকলেরই জানা । সাংবাদিক সৈয়দ বোরহান কবীর গত ২৯ আগস্ট আমাদের সময়ে এক আবেগঘন লেখায় বলেছেন : ' আজ এতো বছর পর জিয়া - এরশাদের শাসন অবৈধ ঘোষণা করা হলো । কিন্তু লুৎফা তাহের কি ফিরে পাবেন , তার ৩৪ বছর ? জে . মঞ্জুরকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হলো , তিনি কি ফিরে পাবেন তার হারানো সন্তান ? গাজী সামিউলের মতো সৈনিকদের সন্তানেরা কি ফিরে পাবে তাঁদের পিতাকে ? কর্ণেল নওশাদের ভালোবাসা কি ফিরে আসবে তার স্ত্রীর কপালে ? শহীদ ডা . মিলনের কন্যা কী আবার ঝাঁপিয়ে পড়বে পিতার বুকে ? জাফর - জয়নাল - দীপালী - কাঞ্চন কি আবার ফিরে আসবে বিখ্যাত পলাশ ফোটা দিনে ? কমরেড তাজুল কী আবার আদমজীতে শ্রমিকের জাগরণের মন্ত্র পড়াতে পারবেন ? নূর হোসেন কি তার পুরনো ঢাকারবাড়িতে এসে উদোম শরীরে একটা শার্ট পরতে পারবেন ? '
১৯৯৯ / রাবিতে অবস্থিত ' ৭১ এর গণকবরে স্মৃতিসৌধ নির্মানের জন্য স্থাপিত ভিত্তি প্রস্তর রাতের আঁধারে ছাত্র শিবির ভাঙ্গতে গেলে বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী বাধা দেন । ফলে শিবির ক্যাডাররা তাকে কুপিয়ে আহত করে এবং ভিত্তিপ্রস্তর ভেঙ্গে ফেলে ।
শিশু - কিশোর সংগঠন আমরা কুঁড়ির ২০ বছর পূর্তি উপলক্ষে সংগঠনটি তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে । গত শুক্রবার ছিল অনুষ্ঠানের দ্বিতীয় দিন । শিশু একাডেমী মিলনায়তনে বর্ণিল হয়ে উঠেছিল শিশু - কিশোর ভাই - বোনদের উপস্থিতিতে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুশতাক আহাম্মদ লিটন । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব শফিক আলম মেহেদী । বিশেষ অতিথি ছিলেন শিশু সাহিত্যিক রফিকুল হক । আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় ।
সারা জীবনের অকুতোভয় এই যোদ্ধা জাতীর সংগ্রামে , সংকটে , পাশে এসে দাঁড়িয়েছেন সোচ্চার কণ্ঠে । মৌলবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে তিনি শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ করে গেছেন । যে কোন প্রকার দুঃশাসন ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তাঁর কন্ঠ উচ্চারিত হতো সবার আগে । অন্যায় , অত্যাচার , দমন , নিপীড়ন , ফতোয়া বায ও নারী নির্যাতন এর বিরুদ্ধে চির সংগ্রামী এই মহীয়সী নারী আমাদের সমাজের পথিকৃৎ ।
পোষ্ট করেছেন : ৮ টি মন্তব্য করেছেন : ৯৮ টি ব্লগ লিখছেন ০ বছর ৬ মাস ২ দিন ব্লগটি দেখা হয়েছে : ৫১৫ বার
প্রতিবাদের ভাষা কেমন হওয়া উচিত শুনুন এখানে । সৎ উদ্দেশ্যে সাহসি পদক্ষেপ আমাদের মত তরুনেরায় নিতে পারবে ।
স্পোর্টস ডেস্ক : বোর্ড সভাপতি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ( আইসিসি ) নির্দেশ বাস্তবায়নে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন ক্রিকেট বোর্ডের ( বিসিবি ) জেষ্ঠ সহ - সভাপতি মাহবুবু আনাম । আর সহ - সভাপতি আসাদুজ্জামান খসরু বলেন , ভবিষ্যতে নির্বাচিত সভাপতি বোর্ডের দায়িত্ব নেবেন । শুক্রবার মাহবুবু আনাম বলেন , " আমাদের গঠনতন্ত্রে বোর্ড সভাপতি নিয়োগের ব্যাপারে বলা হয়েছে , তিনি নির্বাচিত অথবা মনোনীত হবেন । তাই এ ব্যাপারে আমাদের কোনো সমস্যা হবে না । " আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ( আইসিসি ) বৃহস্পতিবার সদস্য দেশের ক্রিকেট বোর্ড থেকে দু ' বছরের মধ্যে রাজনৈতিক ব্যক্তিদের সরিয়ে দেয়ার নির্দেশ দেয় । এ প্রসঙ্গে মাহবুব আনাম বলেন , " দেশের বাইরে থাকায় পত্র - পত্রিকা পড়ে এ কথা জেনেছি । এছাড়া আইসিসি দু ' বছর সময়ও দিয়েছে । আমাদের গঠনতন্ত্রেও ব্যাপারটি আছে , শুধু বাস্তবায়ন করতে হবে । বিসিবির সহ - সভাপতি আসাদুজ্জামান খসরু বলেন , এ ব্যাপারে বিসিবি কাজ করছে । সব ঠিক থাকলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ( বাফুফের ) মতো বিসিবিতেও নির্বাচিত সভাপতি দায়িত্ব নেবেন । তিনি বলেন , " গঠনতন্ত্রের খসড়া গত বার্ষিক সাধারণ সভায় আমরা তুলতে পারিনি । সামনে একটি ইজিএম হবে , সেখানে আমরা এটি তুলব । " মাস দুয়েকের মধ্যে ইজিএম হতে পারে বলে তিনি জানান । বিসিবি সভাপতি আহম মুস্তফা কামাল ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য । অর্থ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও তিনি । হংকংয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভার ( এজিএম ) শেষদিন বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কাউন্সিলে বোর্ড থেকে রাজনৈতিক ব্যক্তিদের সরিয়ে দেয়ার ব্যাপারে একটি প্রস্তাব সবার সম্মতিতে গ্রহণ করা হয় । ক্রিকেটকে রাজনৈতিক প্রভাব বলয় থেকে বের করে আনার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয় বলে আইসিসি জানায় । যেসব দেশের বোর্ডে বেশি পরিবর্তন আনতে হবে তার মধ্যে প্রথম দিকেই আছে বাংলাদেশ , পাকিস্তান ও শ্রীলঙ্কার নাম । পাকিস্তানের রাষ্ট্রপতি দেশটির ক্রিকেট বোর্ডের ( পিসিবি ) প্রধান নির্বাচন করে থাকেন । শ্রীলঙ্কা ক্রিকেট ( এসএলসি ) দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশ মেনে চলে । আর বাংলাদেশে সরকার ক্রিকেট বোর্ডের ( বিসিবি ) প্রধান নিয়োগ করে থাকে ।
ব্যাংকক , জুন ২ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম / রয়টার্স ) - - - থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে বাংলাদেশি এক যাত্রীর স্যুটকেস থেকে ৩৩ হাজার ডলার মূল্যের ৪৫১ টি কচ্ছপ উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা । বাক্সের মধ্যে ছোট ছোট ব্যাগে করে কচ্ছপগুলো পাচার করা হচ্ছিলো । থাই কাস্টমস বিভাগের মহাপরিচালক প্রাসঙ পুন্টানিট বলেন , এগুলোকে খুব সম্ভবত ব্যাংককের চাতুজাক মার্কেটে নেওয়া হচ্ছিলো । এ মার্কেটে বন্যপ্রাণী বেচাকেনার প্রায় ১১শ ' টি দোকান রয়েছে । কচ্ছপগুলোর থাই বাজার মূল্য ১০ লাখ বাথ ( ৩৩ হাজার ডলার ) । চিহ্নিত এক পাচারকারী থাইল্যান্ডে আসছে এমন খবরের ভিত্তিতে কর্তৃপক্ষ তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার বিভিন্ন আকৃতির এসব কচ্ছপ পায় । একেকটির থাই . . .
Download XML • Download text