bpy-45
bpy-45
View options
Tags:
Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.
মার্চ মাসের মাঝামাঝি সময়ের ঘটনা । কোনো এক শুক্রবার । বিকালের দিকে ছবির হাটে গেলাম । তারপর বন্ধুরা মিলে ম্যালা সময় ধরে আড্ডা দিলাম । চা - পিঁয়াজু - মাশরুম - বিড়ি এই সব খেলাম । রাত দশটার দিকে আমাদের আড্ডা শেষ হল্ । যে যার মত বাসায় ফেরার জন্য বেরিয়ে পড়লাম । ছবির হাটের সামনে মেইন রোডে আমার মোটর সাইকেল রাখা । বরাবরই সেখানে রাখি । তো , মোটর সাইকেল স্টার্ট করতে যেয়ে দেখলাম - চাবি লাগানোর যায়গাতে একটা ছোট কাগজ ভাঁজ করে রাখা আছে । কাগজটা হাতে নিয়ে খুললাম । তাতে দুটো লাইন লেখা আছে । একটা নাম আর একটা মোবাইল নং । নামটা সুন্দর । হাতের লেখাও মুন্দর । কাগজটা হাতে নিয়ে কয়েক মিনিট ভাবলাম - ছোঁয়া নামের কাউকে কি আমি চিনি ! একটা বিড়ি টানা পর্যন্ত ভাবলাম । তারপর আল্লার নাম নিয়ে কাগজের ফোন নাম্বারটিতে কল করলাম ।
প্রকৃত রাজাকারদের বিচার , যারা রাজাকারদের নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায় , তারাই চায় না । একদল রাজাকারদের পক্ষে রেখে রাজনীতি করতে চায় , আরেকদল তাদেরকে বিচারের নামে নাটক করে ফায়দা লুটতে চায় । বস্তুত এদেশের আপামর জনসাধারণ অবশ্যই এদের বিচার চায় । তবে কার কাছে চায় , সেটাই বিবেচ্য বিষয় । যারা নিজেরাই রক্ষীবাহিনী গঠন করে স্বাধীন দেশের স্বাধীন মানুষদেরকে হত্যা করে , ফাঁসির আসামিদেরকে রাজনৈতিক বিচারে মুক্তি দেয় , তারাই করবে বিচার ? ? ? দেশের আইন শৃঙ্খলাসহ দ্রব্যমুল্য যারা সিন্ডকেটের হাতে তুলে দিয়ে জনগনের সাথে তামাশা করে তারাই তো নব্য রাজাকার । এরা কি ৭১ এর রাজাকারদের বিচার করবে ? স্বৈরশাসকের সাথে একসাথে মঞ্চে উঠে যারা , তাদের নৈতিক শক্তি আছে রাজাকারের বিচার করার ? আমরা সাধারন জনগন এভাবেই নিষ্পেষিত হতে থাকব , আর আমাদের নেতানেত্রীরা তাদের আখের গোছাতে থাকবে ।
স্থানীয় সূত্র জানায় , শুক্রবার রাত ১০টার দিকে কয়েকজন পাথর শ্রমিক ভোলাগঞ্জ কোয়ারির জিরো লাইন এলাকায় পাথর উত্তোলন করতে যান । জিরো লাইন এলাকায় পাথর সংগ্রহকালে ভারতীয় সীমান্তরক্ষীরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে । এতে পাথর শ্রমিক আশরাফুল ও ইলাশ মিয়া আহত হন । গুরুতর অবস্থায় বিজিবি তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে আসে । ওসমানী হাসপাতালে আনার পথে মারা যায় আশরাফুল । তিনি স্থানীয় বাঘারপার গ্রামের মুক্তিযোদ্ধা আহাদ আলীর পুত্র । আর গুরুতর অবস্থায় ইলাশ মিয়াকে ওসমানী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে । ইলাশ স্থানীয় পাড়ুয়া গ্রামের মৃত আফতাব আলীর পুত্র ।
নারায়ণগঞ্জ : লছমি দেবী , সুরভী আক্তার , আছিয়া , রূপা , নুরজাহান , তাহমিনা , ঝুনু , আনজুমান , মাহফুজা , লিনা চাকমা ও আঁখি আক্তার ।
অজিত বলেছেন : লুৎফর ভাই , মুছে গেছে ভুলে । জবাব দিনে চাপতে যেয়ে মুছে গেছেন এ চেপে ফেলছি । কি করা যায় । আরেকবার যদি সংক্ষেপে লিখে দিতেই তবে খুব কৃতগ্ন থাকতাম ।
ছোট ছেলে বলেছেন : স্বাধীন আকাশের মন্তব্য : ৩ নাম্বার কমেন্ট টা মুছে দেয়া উচিত । ছাগলটায় ব্লগে কথা বলার সিস্টেম জানে না । মডারেশন ত ওরা কিনে নিয়েছে , তাই লেখক কে অনুরোধ , লেখক কি মন্তব্যটা মুছে দেয়ার কথা চিন্তা করতে পারেন ? ? দয়া করে তাই করবেন । এধরনের সাম্প্রদায়িক ছাগলের ম্যা ম্যা শুনলে মাথা ধরে এ মন্তব্যে সহমত । আসলে এধরণের অসাজিক লোক এখানে থাকলে পুরো পরিবেশটাই দুষিত হয়ে যাবে । আসুন সবাই মিলে এ ধরনের দুশ্চরিত্রএবং নিকৃষ্ট চরিত্র কে ধিক্কার জানাই ।
ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয়োর ইসলামের ইতিহাস অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী পাপিয়া । যৌতুকলোভী স্বামী সেলিম মিয়া তারে হত্যা করিয়া ঘরের আড়ার লগে ঝুলাইয়া রাখলো ।
লেখক বলেছেন : প্রেমে তো প্রতিদিন তিন চাইরটা কইরা পড়ি . . . আর তিন চাইরটা কইরা ছ্যাকা খাই । এগিলি এখন কুনু বিষয় না ।
সম্প্রতি প্রাথমিক বিদ্যালয় নেই এমন গ্রামের তালিকা চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে চিঠি দিয়েছে মন্ত্রণালয় ।
প্রশ্ন ( ২৪ / ১০৪ ) : ঈদুল ফিতর উপলক্ষে বাঘা উপযেলাতে এক বিশাল মেলার আয়োজন করা হয়ে থাকে । মেলাতে নাচ - গান ও বাজনা সহ জুয়া - সার্কাস ইত্যাদি হয়ে থাকে । কোন মুসলিম এ মেলাতে যেতে পারে কি ? - শামসুযযামান বাউসা হেদাতীপাড়া , বাঘা , রাজশাহী । উত্তর : গান - বাজনা হারাম ( লোকমান ৬ ) । বিশেষ করে ঈদুল ফিৎর উপলক্ষে আরো কঠিন পাপের কাজ । কারণ ঈদুল ফিৎর একটি পবিত্র ইবাদত অনুষ্ঠানের নাম । এ দিন উপলক্ষে কোন শরী ' আত বিরোধী কাজ করা যাবে না । এ সমস্ত মেলার আয়োজন করা এবং নাচ - গান ও বাজনার ব্যবস্থা করা মূলতঃ হিন্দুদের কাজ । তারা তাদের পূজা উপলক্ষে যুগ যুগ ধরে এ কাজ করে আসছে । কাজেই কোন মুসলিম এ মেলায় যেতে পারে না এবং এতে কোন প্রকার সহযোগিতা করতে পারে না । আল্লাহ বলেন , তোমরা নেকী ও তাক্বওয়ার কাজে পরস্পরকে সাহায্য কর এবং পাপ ও সীমালংঘনের কাজে সহযোগিতা করো না ' ( মায়েদাহ ২ ) ।
। এর অর্থ হল , " আমি হাজির । হে আল্লাহ আমি হাজির , তোমার কোনো শরিক নেই ; সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই , সব সাম্রাজ্যও তোমার । " মিনা থেকে রোববার রাতে হজ পালনরতরা আরাফাতের ময়দানে যাওয়া শুরু করেন । হজ পালনরতরা আরাফাতের ময়দানে যান । সোমবার আরাফাতের ময়দানে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করার পর তারা আবার মিনায় ফিরে জামারাতে প্রতীকী শয়তানের প্রতি পাথর নিক্ষেপ করবেন । , সেখানে ২ রাত যাপন করার পর এবং পর পর দুই দিন শয়তানকে পাথর ছোড়ার পর , সেখান থেকে পশু কুরবানি করে মঙ্গলবার কাবায় ফিরে শেষ করবেন হজের আনুষ্ঠানিকতা । সারাবিশ্ব থেকে সমবেত প্রায় ২৫ লাখ মুসলমান হজ পালনে সোমবার সৌদি আরবের মক্কায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন । আরাফাতের মাঠে জোহরের নামাজের আগে বয়ান ও খুতবা পাঠ করবেন সৌদি আরবের গ্রান্ড মুফতি । খুতবা শেষে জোহর ও আছরের ওয়াক্তের মাঝামাঝি সময়ে জামাতে ' কসর ' নামাজ আদায় করবেন তারা । সূর্যাস্তের আগ পর্যন্ত আরাফাত ময়দানেই অবস্থান করবেন সবাই । আরাফাত ময়দানে অবস্থান করা হজের অন্যতম ' ফরজ ' বা অবশ্য পালনীয় ।
লেখক বলেছেন : এডিটিং এর কাজ খুবই ভালা হইছে । তয় ব্যাকবেঞ্চার সব জায়গাতেই আছে . . . এইডা কুনো ঘটনা না পিলাচের জন্য ধইন্যা
তীরান্দাজ বলেছেন : ধন্যবাদ আইডিয়ার জন্য আসুন আমরা আগামী কাল শহীদদের স্মরণে কালো প্রোফাইল পিকচারে কালো ব্যাজ ধারণ করি । বিস্তারিত জানতে এই পোষ্টে আসুন
বিভিন্ন মিডিয়ার মতে তিনি ছিলেন ' ওয়ার লর্ড ' । এছাড়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মদদপুষ্ট প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং দেশের প্রধান মাদক চোরাচালানকারী হিসাবেও সুপরিচিত । তার হত্যার ঘটনায় , কান্দাহার পুলিশ তাৎক্ষণিক ব্যাবস্থা গ্রহণ করেছে । বলা চলে তাণ্ডব বইয়ে দিয়েছে কান্দাহারে ।
কাগু ( ১১ ) আর ভাইর বেডা গুতাগুতি করি একজন আরেক জনের নাকের বারিন্দা হাডা হালায় । এই কতা হুনি উত্তুর ঘরের জ্যাডা ভাইর বেডারে কানে আর গালে এক থাবরে লাল করি দেয় । এতে গুতা গুতি থামলেও চোখ রাঙানী থামে নো ।
মিজানুর রহমান রানা এবং এ কে এম মাজহারুল আবেদিন পছন্দ করেছেন ।
সাধে কী আর বলে , ইলিশ মাছের ত্রিশ কাঁটা ! কাঁটা থেকে পরিত্রাণ মিললো ? নববর্ষ হোক কন্টকমুক্ত !
বেড়া উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান আরজু জানান , রাত ৯টা থেকে আধাঘণ্টাব্যাপী এ ঝড়ে বেড়া উপজেলার যমুনা নদীর চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার প্রায় ৫০টি গ্রামের বাড়ি - ঘর লণ্ডভণ্ড হয়ে গেছে । প্রাণহানির কোনো সংবাদ না পাওয়া গেলেও শ খানেক মানুষ আহত হয়েছে । পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম জানান , তার ইউনিয়নে প্রায় তিন শতাধিক বাড়ি - ঘর বিধ্বস্ত হয়েছে । ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে । নগরবাড়ি ঘাটে ১২টি সার গুদাম ঝড়ে উড়ে গেছে । এতে প্রায় লক্ষাধিক বস্তা বিভিন্ন সার বিনষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে ।
হ্যা , হযবরল টাই নাম তো , ভীষন প্রিয় গল্প ওটা ! ওটাকে বাংলায় করা যাবে ? চেষ্টা করি নি আসলে , করে দেব দাড়াও সময় করে । মূল গানটা পীট সীগার খুব জনপ্রিয় করেছিলেন , শুনতে পারো - http : / / www . youtube . com / watch ? v = VucczIg98Gw
পাবনা , ২৬ জুন : পাবনার ফরিদপুর উপজেলার আরকান্দি গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৩০ জন আহত হয়েছেন । এ সময় ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে । রোববার দুপুরে এই সংঘর্ষে ঘটনা ঘটে । পুলিশ জানায় , সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচন নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল . . . . বিস্তারিত »
ঝালকাঠি জেলা পাশ্ববর্তী পিরোজপুর ও বরিশাল থেকেও প্রায় ২০ থেকে ২৫ জন পাইকার প্রতিহাটের দিনে গাছের চারা বিক্রি করে । পাইকারদের মধ্যে জুয়েল , আলম , রিপন , নুরু ও রিয়াজ জানান , তারা প্রতি হাটে একেকজনে সর্বসাকুল্যে দেড় লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি করেন । বরিশালের বানাড়ীপাড়া থেকে চারা বিক্রি করতে আসা রিয়াজ বলেন , আমি কয়েকটি বড় নৌকায় করে প্রতি হাটে এখানে চারা বিক্রি করতে আসি । তবে হাটের আগের দিন বিকালেই প্রায় সব চারা বিক্রি হয়ে যায় । প্রতি হাটে আমার ৪ - ৫ জন কর্মচারি থাকে । গত রবিবার হাটে তিনি প্রায় দুই লক্ষ টাকার মত চারা বিক্রি করেছেন বলে আরো জানান । বাগড়ি হাটে সকল ধরনের ফলজ , বনজ ও ঔষদি গাছ বিক্রি হয় । তবে ফলজের মধ্যেপেয়ারা , জলপাই , নারিকেল , আমড়া , সুপারি , আম , কাঁঠাল ও লিচু । বনজের মধ্যে মেহগনি , রেন্টি , আকাশমনি ও চাম্বল । ঔষদি গাছের মধ্যে তেজপাতা , নিম , বয়রা , হরতকি ও অর্জুন গাছের চারা বেশি বিক্রি হয়ে থাকে । বর্তমান মৌসুমে দূর দূরান্ত থেকে ভাল মানের গাছের চারা কেনার জন্য লোকজন এই হাটে আসেন । তবে একাধিক পাইকাররা অভিযোগ করে বলেন , চারা বিক্রি করার জন্য হাটের মধ্যে পর্যাপ্ত জায়গার কোন ব্যবস্থা না হওয়ায় আমরা বরিশাল - খুলনা মহা সড়কের পাশে বসেই চারা বিক্রি করি । তবে এতে নানা ধরনের সমস্যা হয় , দূর্ঘটনারও ভয় থাকে । এ ব্যাপারে যদি প্রশাসন আলাদাভাবে একটি জায়গার ব্যবস্থা করতো তবে এই হাটটি আরো সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে । এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন , রেকর্ড সংখ্যক গাছের চারা বিক্রির জন্য এ হাটটি বিখ্যাত হলেও পর্যাপ্ত জায়গা ব্যবস্থার জন্য এদের নানা ধরনের সমস্যা হচ্ছে । এ ব্যাপারে শীঘ্রই তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে সাংবাদিকদের জানান । #
এসব মাদকদ্রব্য নদী পথে পাচারের জন্য রহমত আলীর বাড়ির একটি গোয়াল ঘরে রাখা হয়েছিল বলে জানা যায় ।
তজমুল - - - - নবাগত বন্ধুদের আগমনে মোরা পুলকিত , আপনাকে জানাই শুভেচছা স্বাগত
চাটিকিয়াং রুমান বলেছেন : তোমার এতগুলো পোষ্ট মুছলে কেন ? ?
জন্মৰ সময়ত ফেহু খুওৱাৰ উপৰিও পোৱালি বিলাকক প্ৰথম তিনি - চাৰি সপ্তাহলৈ গাখীৰৰ প্ৰয়োজন । ইয়াৰ পিছত ইহঁতে শাক - পাচলি , শ্বেতসাৰ , চেনি আদি হজম কৰিব পাৰে । ইয়াৰ পিচতো গাখীৰ খুওৱাটো পুষ্টিকৰ যদিও দানা খুওৱাতকৈ অধিক খৰচী হয় । সকলো ধৰনৰ পানীয় কোঠালিৰ উঞ্চতাত খুওৱাব লাগে ।
১২ জুলাই জেলার পীরগঞ্জ থানা পুলিশ কুষ্টিয়ার কুমারখালী থানার অপহরন মামলার ভিক্টিম সহ তার প্রেমিককে শহরের হানিফ কোচ কাউন্টার থেকে আটক করেছে ।
শিশির সিক্ত পল্লব এবং মোঃ ইকরামুজ্জামান পছন্দ করেছেন ।
যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবী তোমার সমস্ত রাজ্যে দক্ষযজ্ঞ কাণ্ড ঘ ' টে যাবে ক্ষুধার্তের কাছে নেই ইষ্টানিষ্ট , আইন কানুন - সম্মুখে যা কিছু পাবো খেয়ে যাবো অবলীলাক্রমেঃ থাকবে না কিছু বাকি - চলে যাবে হা ভাতের গ্রাসে । যদি বা দৈবাৎ সম্মুখে তোমাকে ধরো পেয়ে যাই - রাক্ষুসে ক্ষুধার কাছে উপাদেয় উপাচার হবে । সর্বপরিবেশগ্রাসী হ ' লে সামান্য ভাতের ক্ষুধা ভয়াবহ পরিণতি নিয়ে আসে নিমন্ত্রণ করে ।
লেখক বলেছেন : দেখেন তো এই ডিরেকশন কেমন লাগে ? . . .
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » কোডার কথন ( একটি রম্য গল্প ) - ৭
ঢাকা , মে ১২ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - ২০১১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণের হার ২ শতাংশ বেড়েছে ।
৭ . আল্লামা ইবনে কামাল পাশা হানাফী রাহ . ( ৯৪০ হি . ) - এরও একটি রিসালা
১১৬ বার পঠিত | ১৩ টি মন্তব্য | রেটিং + ৫ / - ০ | বাকিটুকু পড়ুন |
By মো : হাফিজুর রহমান Rajshahi দেখা হয়েছে : ০ বার বর্জ্য ব্যবস্থাপনা
মানববন্ধনে অংশগ্রহণকারীরা গৃহবধু হালিমা আক্তার রুমাকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টাকারী তার স্বামী হারুনুর রশিদ , শ্বশুর আবদুল মালেক বিএসসি ও শ্বাশুড়ী তানজিদা নুরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন ।
লেখক বলেছেন : প্রত্যেকটা উত্তরের জন্য কয় টাকা করে দিবেন ?
আহসানউল্লাহ মাস্টারের ৭ম মৃতু্যবার্ষিকী আজ প্রখ্যাত শ্রমিক নেতা জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি জনপ্রিয় সংসদ সদস্য শহীদ আহসানউল্লাহ মাস্টারের ৭ম শাহাদাতবার্ষিকী শুক্রবার । ২০০৪ সালের ৭ মে বিএনপি - জামায়াত জোট সরকারের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা শহীদ আহসানউল্লাহ মাস্টারকে তাঁর বাসভবন সংলগ্ন স্কুল মাঠে এক জনসভায় দিনদুপুরে গুলি করে হত্যা করে । আজ শনিবার শহীদ আহসানউলস্নাহ মাস্টারের ৭ম শাহাদাতবার্ষিকী উদযাপন উপলক্ষে [ . . . ]
@ জানুব১১ এল - মাসকাতির ২০০৭ সালে রেকর্ডকৃত ভিডিও শেয়ার করেছেন :
২০০৭ সালের নভেম্বরে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশে আঘাত হানার পর ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান । সে সময়ে তিনি শরণখোলা উপজেলার ক্ষতিগ্রস্ত ১০টি গ্রাম পুনর্গঠন করে দেয়ার প্রতিশ্রুতি দেন । সে প্রতিশ্রুতি অনুযায়ী ভারত সরকার এ ঘরগুলো নির্মাণ করে ।
' ৭৩ এর আন্তর্জার্তিক অপরাধ ট্রাইবুনাল আইনে যুদ্ধাপরাধীদের বিচার
গ্রামীণফোনের মডেম ব্যবহার করতে গিয়ে সবাইকেই একটা সমস্যা পোহাতে হয় । সেটা হলো , কতটুকু ব্যান্ডউইথ ব্যবহার করলাম সেটা দেখতে কিংবা টাকা রিচার্জ করতে মডেম থেকে সিমটি খুলে মোবাইলে প্রবেশ করিয়ে কাজটি করতে হয় । এক্ষেত্রে আজ এমন একটি প্লাগইনসের সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করব , যার ফলে এখন থেকে মডেম থেকেই কাজগুলো সম্পন্ন করতে পারবেন । এজন্যে শুরুতে আপনার [ . . . ]
এক দাওয়াতের অনুষ্ঠানে এক বাংলাদেশী ও এক আমেরিকান খেতে বসেছে । তো সেই দাওয়াতের অনুষ্ঠানে সোনার চামচ দেয়া হয়েছিল সবাইকে খাওয়ার সময় ব্যবহার করার জন্য । হঠাৎ আমেরিকানটা খাওয়ার মাঝখানে খুব সাবধানে নিজের প্যান্টের পকেটে একটা সোনার চামচ লুকিয়ে ফেললো । শুধু বাংলাদেশীটা এটা দেখল , কিন্তু কিছু বলল না । খাওয়া শেষে সবাই গল্প করছে । হঠাৎ বাংলাদেশীটা বলল , সে একটা ম্যাজিক দেখাবে । ম্যাজিক দেখতে সবাই তার চারপাশে এসে ভিড় করে দাড়ালো । তখন বাংলাদেশীটা একটা সোনার চামচ চাইল একজনের কাছ থেকে । সেই বাড়ির মালিকের ছেলে তাকে একটা সোনার চামচ এনে দিল । বাংলাদেশীটা সেই সোনার চামচটা তার নিজের প্যান্টের পকেটে ঢুকাল এবং আমেরিকানটাকে কাছে ডেকে এনে তার পকেট থেকে সোনার চামচ বের করল । সবাই খুব জোরে তালি দিয়ে ওঠল . . . . আর আমেরিকানটা : D : D : D
সেরা সাউন্ড রেকডিং : প্রীতম দাস ( লাভ , সেক্স অর ধোকা )
সকাল ৫ . ৩০ হতে রাত ১২ . ৩০ মিনিট পর্যন্ত প্রতি ১৫ মিনিট পর পর
আমি আসলে বুঝতে পারলাম না এগুলা কি করে সুন্দর হয় । আমার জ্ঞান খুব অল্প
শেরেবাংলা নগর থানার থানার ডিউটি অফিসার এসআই সাদেকুল জানান , মা ও ছেলেকে ইন্দিরা রোডের বাড়িতেই জবাই করে হত্যা করা হয়েছে । তারা চারতলা ভবনের মালিক । বাড়ির ওপর তলার বেশিরভাগ ফ্ল্যাট বিক্রি করে দেয়া হয়েছে । বাড়ির নিচতলায় মা ও মেয়ে থাকতেন । বাসার বেডরুমে হাত - পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায় ভ্যালেন্টাইন রোজারিও মিল্টনের লাশ । বাসার ড্রয়িং রুমের মেঝেতে চাদর পেঁচানো অবস্থায় পাওয়া যায় তার মা ভার্জিনিয়া রোজারিওর রক্তাক্ত লাশ । তার মুখ মাফলার দিয়ে বাঁধা ছিল ।
অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ব্যাপারে আজ শনিবার বিকেলে লালমনিরহাট জেলা বাস ও মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জরুরি বৈঠকে বসার কথা রয়েছে ।
রাঙ্গামাটি ০৭ জুলাই ৯সিএইচটিনিউজ টোয়েন্টিফোর ডটকম ডেক্স ) : - ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে পুলিশ হেফাজতে নিয়েছে । সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ বুধবার মধ্যরাতে শেরেবাংলানগর থানায় মামলা হওয়ার পর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ হাসপাতালে যায় । এর পরপরই সেখানে অবস্থানরত সংরক্ষিত আসনের সাংসদ আশিফা আশরাফী পাপিয়া বলেন , ' ফারুক ভাইকে গ্রেপ্তার করা হয়েছে । ফারুকের ভাইয়ের ছেলে আসাদুজ্জামান জানান , ' হঠাৎ দুপরের দিকে পুলিশ এসে আমাদের রুম থেকে বের হয়ে যেতে বলে । এ সময় গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না জানতে চাইলে পুলিশ জানায় - উপরের অর্ডার আছে । স্ত্রী ছাড়া তার কাছে আর কেউ থাকতে পারবে না । ' এদিকে ফারুক গ্রেপ্তার হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ার পর বাংলানিউজের পক্ষ থেকে গোয়েন্দা পুলিশ এবং গুলশান ও শেরেবাংলানগর থানায় যোগাযোগ করা হলে কেউই ফারুককে গ্রেপ্তার করার খবর নিশ্চিত করেনি । শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া উজ্জামান বলেন , ' জয়নুল আবদনি ফারুককে গ্রেপ্তার দেখানো হয়নি । এদিকে গুলশান থানা পুলিশ পুরো হাসপাতাল ঘিরে রেখেছে । সেখানে বিএনপির বিভিন্ন স্তরের নেতা - কর্মী ও মিডিয়া কর্মীরা জড়ো হয়েছেন । তবে কাউকেই ফারুকের কাছে যেতে দেওয়া হচ্ছে না । সূত্র ঢাকা - -
শেয়ারবাজারে ব্যাপক দরপতন ; কাল থেকে লেনদেনে অংশ নেবে না বিনিয়োগকারীরা
প্রশ্ন ( ২১ / ২১ ) : ছয় মাসের ভেড়া কুরবানী করা যাবে কি ? - ইয়াসীন আংগারজোড়া , ঢাকা । উত্তর : ছয় মাসের ভেড়া কুরবানী করা যায় না । রাসূলুল্লাহ ( ছাঃ ) যে ছাহাবীকে অনুমতি দিয়েছিলেন সেটা তার জন্য খাছ ছিল ( ইরওয়া ৪ / ৩৫৭ পৃঃ ) ।
জুয়েল আহমেদ , নীলফামারী : নীলফামারীর দিগন্তজোড়া বোরো খেতে বিপ্তিভাবে ছড়িয়ে পড়েছে শীষপচা রোগ । জেলার ৬ উপজেলার কয়েক হাজার একর জমিতে ইতোমধ্যে এ রোগ ছড়িয়ে পড়েছে । একাধিকবার কীটনাশক ¯ ও পরিচর্যা করেও কোন কাজে আসছেনা । ধান গাছ সুস্থ স্ববল থাকলেও শীষে কোন ধান নেই । পাতান আর চিতা ভরা ধান নিয়ে আতঙ্কে পড়েছে হাজার হাজার কৃষক ।
ঢাকা , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডেস্ক ) : পাকিস্তান বিমান বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এয়ার মার্শাল মোহাম্মদ হাসান তদন্ত কমিশনকে জানিয়েছেন , গত ২ মে মার্কিন কমান্ডো হামলায় ওসামা বিন লাদেন নিহত হওয়ার দিন বিদেশি হেলিকপ্টারের উপস্থিতির খবর পাওয়া মাত্র অপারেশনাল মানদণ্ড অনুযায়ী পাকিস্তান বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছিল । তবে ভৌগোলিক সীমাবদ্ধতার জন্য পাকিস্তানি রাডার অনুপ্রবেশকারী হেলিকপ্টার শনাক্ত করতে পারেনি । আজ মঙ্গলবার ডনের অনলাইন সংস্করণে এ সংবাদ প্রকাশিত হয়েছে । পাকিস্তানি রাডারকে ফাঁকি দিয়ে গ্যারিসন শহর রাওয়ালপিন্ডির অদূরে এবোটাবাদে ২ মে মার্কিন হেলিকপ্টার অনুপ্রবেশ করে আল - কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করতে সফল হওয়ায় গোটা পাকিস্তান সশস্ত্র বাহিনী বিশেষ করে সে দেশের বিমানবাহিনীর যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দেয় । এ প্রশ্নের জবাব খুঁজে বের করতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জাভেদ ইকবালের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয় । গতকাল সোমবার এ কমিশনকে লিখিতভাবে এয়ার মার্শাল হাসান জানান , এবোটাবাদে মার্কিন কমান্ডো অভিযানের বহু আগে থেকে পাকিস্তান বিমানবাহিনী পশ্চিমাঞ্চলীয় সীমান্তে শান্তিকালীন অবস্থা বজায় রাখত । বিমানবাহিনী ২ মে ভোর পর্যন্ত এবোটাবাদের আকাশে টহল অব্যাহত রেখেছিল । তবে অঞ্চলটি দুর্গম পাহাড়ি হওয়ায় পাকিস্তানি রাডার অনুপ্রবেশকারী হেলিকপ্টার শনাক্ত করতে ব্যর্থ হয় । ( শীর্ষ নিউজ ডটকম / এসএইচকে / এআইকে / ১৯ . ১০ঘ )
উদয়াদিত্যের তিনখানি পত্র একটি লোকের হাত দিয়া সীতারাম প্রাসাদে প্রেরণ করিয়াছিল বটে , কিন্তু সে চিঠি কয়খানি কাহারও হাতে দিতে তাহাকে গোপনে বিশেষরূপে নিষেধ করিয়াছিল । নৌকা হইতে প্রাসাদে ফিরিয়া আসিয়া সীতারাম সেই চিঠি কয়খানি ফিরাইয়া লইল । কেবল মহিষী ও বিভার চিঠিখানি রাখিয়া বাকি পত্রখানি নষ্ট করিয়া ফেলিল ।
১ । একটা নামায শিক্ষা বইয়ে দেখলাম একাকি বা জামাতে উভয় সময় একামাত দিতে হবে । আমার প্রশ্ন হচ্ছে একা নামায পড়লে কি সব সময় জোরে জোরে একামাত দিতে হবে ? নাকি শুধু জেহরি সালাতে একামাত জোরে হবে ? ২ । নামাজে সূরা ফাতেহার পরে অন্য সূরা পড়ার আগেও কি বিছমিল্লাহির রাহমানির রাহিম বলতে হবে ?
হ্যাঁ , রাতেরটা ও প্রথম ছবিটা খুব ভাল লেগেছে । ধন্যবাদ ছবিগুলোর জন্য ।
বাজারজাত করার জন্য কোন জাতের আমের চাহিদা বেশি , গুণগতমান ভাল এবং বাজারমূল্য বেশি তা জানা দরকার । আমাদের দেশে বেশ কিছু উত্কৃষ্ট মানের আমের জাত ( ল্যাংড়া , খিরসাপাত , হিমসাগর , ফজলী , গোপাল ভোগ ও বোম্বাই ) রয়েছে । যেগুলো রঙিন না হলেও স্থানীয় বাজারে এর চাহিদা বেশি । কিন্তু এ জাতগুলো বিদেশে রফতানি করে তেমন মুনাফা পাওয়া যাবে না । কারণ বিদেশের বাজারে রঙিন ও হালকা মিষ্টি আমের চাহিদা বেশি । এর জন্য বারি আম - ২ এবং বারি আম - ৭ জাত দু ' টি উপযুক্ত । তবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতি বছর ফল দিতে সক্ষম এমন কয়েকটি জাত উদ্ভাবন করেছে । জাতগুলো হলো বারি আম - ১ , ২ , ৩ , ৪ , ৫ , ৬ , ৭ , ৮ । এ জাতের চারা দিয়ে বাগান করলে ভাল ফলনের পাশাপাশি লাভবান হওয়া যায় ।
জামালপুর , ১২ জুলাই : জামালপুরের সরিষাবাড়ি উপজেলার রঘুনাথপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু - পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছে । বিস্তারিত আসছে … . বার্তা২৪ ডটনেট / এটি . . . . বিস্তারিত »
বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম , সবাইকে আবারও স্বাগতম আমার এই টুইটে । কেমন আছেন ? আশা করি ভাল আছেন । আজ আপনাদের সাথে শেয়ার করছি নিরাপত্তা নিয়ে একটি গোপনীয় টিউটোরিয়াল । আপনি কি সত্যিৎ নিরাপদ ? প্রত্যেক কম্পিউটার ব্যবহারকারী উচিত কিভাবে তার তথ্য নিরাপদ রাখা যায় ও নেটওয়ার্কের অন্য কম্পিউটারের সাথে যোগাযোগে কতটা সর্তক থাকা উচিত । Security 5 আপনাকে জানাবে …
আজব দেশের আজব লোক ওদের সবার পায়ে চোখ ।
অবশ্য গোয়েন্দা পুলিশের সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসান সাইদ নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন । তিনি দাবি করেন , ফেইসবুক বন্ধুতালিকা থেকে একজনের নাম মুছে ফেলা নিয়ে ধস্তাধস্তিতে তার স্ত্রী আহত হয়ে থাকতে পারে পারেন ।
ঢাকা , ১১ জুলাই : হরতাল শেষ হয়েছে । দ্বিতীয় দিন সোমবার রাস্তায় কোনো পিকেটারকে দেখা যায়নি । সকাল ৯টা থেকেই রাজধানীর জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করে ।
হবিগঞ্জ , ২৪ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামে শুক্রবার সন্ধ্যায় দু ' দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে । এতে আহত হয়েছে আরো ১০ জন । নিহতের নাম আব্দুল হামিদ . . . . বিস্তারিত পড়ুন »
পুরানো বচন , নতুন করে : বিরোধী দলে গেলেও আওয়ামী লীগ হরতাল দেবে না - স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন > > দ্যা জোকার
৩০ জুন সংবিধান সংশোধনের প্রতিবাদে ইসলামী আন্দোলন ও ১২ দল এক সঙ্গে সংবাদ সম্মেলনে হরতাল ডাকে । কিন্তু এর কয়েক ঘণ্টা পরেই জোট ত্যাগ করে ইসলামী আন্দোলন । পৃথকভাবে হরতালের কর্মসূচি দেয় দলটি ।
তোমার সাথে কাটানো সময় নিতান্ত কম নয় ভাবিনি সে সময় অসময় না দুঃসময় বিশ্বাসের ভাঁজে ভাঁজে লুকোনো ভালবাসা উদাসীন পাগলামী আর স্বপ্ন দেখা বলিনি তোমাকে ঠিক কোন সময় ছুঁয়েছো হৃদয় ভাবনার গভীরতায় মুছেছো সব সংশয় মেঘের গায়ের স্বপ্নগুলো বাড়িয়েছে অনুভূতি বহু পথ চলতে হবে প্রশান্তি … সাথে তুমি বাড়ছে দূরত্ব অপেক্ষামান সময়ের কারাগারে যে আমি ছিলাম সবচেয়ে দামী অবহেলায় তাকেই ঠেলে দিলে দূরে অজস্র হারানো সময় নাকি স্বপ্নহীন অসময় ? কল্পনারা স্তব্ধ নাকি অবুঝ ? এ সময় তো ছিল , ফিরে পাওয়ার সে সময় ।
ইংলিশ থেকে বাংলা অভিধান এর একটি নতুন সাইট হয়েছে । এই ডিক্শনারি অনেক দ্রুত এবং কোনও বিজ্ঞাপন নাই । সকল শব্দই এইখানে পাওয়া যায় । আশা করি আপনাদের সবার ভাল লাগবে । তবে খুব তাড়াতাড়ি প্রকৌশলী দের জন্য ডিকশনারি করার ইচ্ছা আছে need4engineer . com এ ।
চোখ ধাধানো সাদা আলোর ঝলকানিতে চৌচির গাজার রাতের আকাশ মানুষগুলো ছুটছে বাঁচার আশায় বেঁচে আছে নাকি মরে গেছে জানা নাই । ওরা এসেছে ট্যাংক নিয়ে - বোমারু বিমান নিয়ে - ধ্বংসের আগুন নিয়ে সবই আজ গুড়িয়ে দেয়া ধ্বংসস্তুপ বারুদ ধোয়া ধূসরিত গাজায় আজ রব উঠেছে যুদ্ধ বিনা দুমড়ানো যাবে না আমাদের তোমরা আমাদের মসজিদ পোড়াতে পারো পোড়াতে পারো আমাদের বাড়ি কিংবা স্কুল কিন্তু আমাদের আত্মা - আমাদের দ্রোহ দুমড়ানো যাবে না এই রাতে - এই গাজায় । তোমরা আমাদের নারী - শিশুদের বিধ্বস্ত করেছো রাতের পর রাত তথাগত জনতার ইমামরা যখন ভালো আর খারাপের সীমানা নির্ধারণে মত্ত । বৃথা গেছে তাদের হেডম বিহীন শব্দ চয়ন কিন্তু ড্রোন বিমানের ক্লাস্টার বোমা পরেছে নিয়মিতই । কান্না - রক্ত - চিৎকারের মাঝেও একটাই রব শুনতে পাই - বারুদ ধোয়া ধূসরিত গাজায় দুমড়ানো যাবে না আমাদের দ্রোহকে আমাদের আত্মাকে গাজার এই রাতে আত্মার দ্রোহকে দুমড়ানো যায় না । । ( Michael Heart এর " We will not go down In Gaza tonight " গানের অনুবাদ । অনুবাদঃ ইমন দাশগুপ্ত )
মিরসরাই , ২৭ জুন : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ১৫ কেজি গাজা ও একটি মাইক্রোবাসসহ দলিল উদ্দিন ( ২৫ ) নামে এক ব্যক্তিকে আটক করেছে কুমিল্লা কোতয়ালী থানার পুলিশ । সোমবার রাত সাড়ে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই থানার উপপরিদর্শক ( এসআই ) নাজির আলম এর নেতৃত্বে ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের গুলিস্থান ফিলিং স্টেশন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে গাজাসহ মাইক্রোবাস ও চালককে আটক করে । আটককৃত দলিল কুমিল্লা জেলার কোতয়ালী থানার মুথুরাপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে . . . বিস্তারিত »
আওসাতি আয়াতুল্লাহ মারাশির পাঠাগারকে হস্তলিপির উপস্থিতির দিক দিয়ে দেশের সবচেয়ে বড় পাঠাগার গণনা করা হয় বলে উল্লেখ করেন : আয়াতুল্লাহ মারাশি নাজাফির পাঠাগারটি হচ্ছে তুর্কির " সোলায়মানিয়্যা " লাইব্রেরী এবং মিশরের " দারুল কুতুব " লাইব্রেরীর পর ইসলামী বিশ্বের তৃতীয় বৃহত্তম পাঠাগার ।
ক্বাবা শরীফের দায়িত্ব হস্তান্তরঃ মক্কা বিজয়ের পর ক্বাবা শরীফের দরজার চাবি বনি সায়বা নামক গোত্রের হযরত উসমান কিন তালহা উনার কাছ থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নেন তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিআল্লাহু তয়াল আনহু আল্লাহ পাকের হাবীব বর্ণিত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নিকট আরজ কারেন আমি যেহেতু পানি বন্টনের দায়িত্বে আছি [ . . . ]
ঢেঁকিতে ধান ভানা জাতীয় ঐতিহ্যেরই ধারা । অন্ততঃ দুইজন মহিলা একসঙ্গে এই কাজ করে থাকে । শ্রমের ক্লান্তি এবং একঘেয়েমি দূর করতে তারা যৌবনিকতায় অনেক কথা বলে , সেগুলো সময়ের বিবর্তনে জীবন্তঃ
বুধবার সকালে জাতীয় যাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে মহাকবি মাইকেল মধুসূদনের ১২৪তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে খুলনা বিভাগীয় সমিতি আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব বলেছেন ।
কুড়িগ্রাম , ৫ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির হরতাল সমর্থিত মিছিলে পুলিশের লাঠি চার্জ , ইট পাটকেল . . . . বিস্তারিত পড়ুন »
জাহাজী পোলা বলেছেন : প্লাস মাইনাচ বাটন না ফিরা আসলে সামুতে আর লেখা লেখি নাই । পুরাই ইতি
রবিবার সকালে বাগেরহাট শহরের মাঝিঘাট এলাকা থেকে ' ' এমভি রানা রেজা ' ' নামে একটি কার্গো থেকে গমের বস্তাসহ চালক মোহাম্মদ সৈয়দকে আটক করা হয় ।
সেই ছোট বেলা থেকে একটা বদ অভ্যাস হয়ে গেছে নিয়মিত খবরের কাগজ পড়া । বাসায় পড়তাম একটা । জতীয় দৈনিক হিসেবে জনকন্ঠ ছাড়া বাকি সবগুলো পেপার বাসায় আসতো ১১ টার পর । স্কুল থেকে ফিরেই পেপার নিয়ে বসতাম জামা কাপড় ছাড়ার আগেই । খেতে খেতেও খবরের কাগজে চোখ বুলাতাম । বহদ্দারহাটে অনেকগুলো নিউজপেপারস্ট্যান্ড ছিল । বিশেষ বিশেষ দিনে সেখানে যেয়ে অন্য খবরের কাগজগুলোতে চোখ বুলিয়ে যেটা বেশী ইন্টারেস্টিং মনে হতো সেটা কিনে বাসায় ফিরতাম । আর ফাও হিসেবে বাকিগুলোর প্রথম পাতাতেও চোখ বুলাতাম । হল জীবনে আসার পর কমনরুমে অনেকগুলো খবরের কাগজ পড়া হতো । প্রথম আলো , ইত্তেফাক , ইনকিলাব , জনকন্ঠ , ভোরের কাগজ , ডেইলি স্টার । তবে এই পেপার বা ম্যাগাজিন রাখা নিয়ে রাজনৈতিক ভাবাদর্শের কিছুটা প্রভাব ছিল । মাঝে মাঝে কিছু সংখ্যা আমাদের হলে পাওয়া যেত না । তবে অন্যান্য হলেও যেতাম এবং সেসব হলের কমনরুমে গেলে পড়া হয়ে যেত । তারপর দেশের বাইরে আসার পর ইন্টারনেটের কল্যানে চোখ বুলানো খবরের কাগজের সংখ্যা হয়ে গেল ১০ + । হাজারিকা ডট কম নামের হয়নাল হাজারির একটা পত্রিকা ছিল সেটও পড়েছি কয়েকবার । তবে একটা সময়ের পর এসে শুধু আমার দেশ আর জনকন্ঠ পড়তাম । দুটি ভিন্ন ভাবধারার দৈনিক পড়লে মোটামুটি ধারনা পাওয়া যায় মাঝেরটা কি হতে পারে । এর মাঝেরগুলো হলো মোনাফেক । আর মোনাফেকরাই হলো সবচেয়ে বিপদজনক । যাই হোক এক সময় একদিন খবরের কাগজ না পড়লে মনে হতো কিছু একটা মিস করছি । ব্লগে সময় দেয়ার পর থেকে সেটা দুটি দৈনিকে এসে ঠেকেছিল । তারপর পেশাজীবনে প্রবেশ করার পর থেকে ব্লগ এবং খবরের কাগজ পড়া একদম প্রায় শূন্যের কোঠায় এসে পড়েছে । ব্লগটাকে অনেক মিস করলেও খবরের কাগজ পড়াটা কেন জানি আর করি না । হয়ত কিছুটা হতাশাও আছে এর পিছনে । দেশের মানুষই যদি নিজের ভাল না বুঝে তাহলে আমার মত আদার ব্যাপারী এর মাথা ঘামিয়ে কি হবে । তার থেকে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাও আর চিড়িয়াখানার জন্তুর মত ভিন দেশে বসতি গড়ে চেষ্টা করে যাও কখন তুমিও তাদের একজন হতে পারবে । চাকরী জীবনে ব্যস্ততা ভয়ানক বেশী । আর এই ব্যস্ততার মাঝে একটা পরিবর্তন হয়েছে সেটা হলো বাংলাদেশের কোন খবরের কাগজেই আর চোখ বুলানোর সময় পাই না । তবে খুব যে মিস করি তাও না । ব্লগ এবং ফেইসবুকের কল্যানে আলোচিত খবরগুলোর আপডেট পেয়ে যাই । আর মানুষজনের সাথে কথা বার্তার ফাকে মোটামুটি সবগুলৈ পেয়ে যাই । এক বন্ধু ফোন করে বললো , " তোমাদের বুয়েটের একজন সাবেক ছাত্র তার স্ত্রীকে মেরেছে " । আর কি হাসি ! মনে হয় যেন আমিই মেরেছি এবং বয়ানক একটা অপরাধ করে ফেলেছি । ব্লগের কল্যানে অনেক কিছুই জানতে পারলাম । র্যাব একটা ছেলের পায়ে গুলি করেছে সেটা নিয়ে আমার এক কাজিন হাসপাতাল থেকে টিভিতে কি জানি বলেছে । মজার ব্যাপার হলো . . . . . . . . . . . . । নাহ থাক । চিটাগাংয়ে বাটালি হিলে নাকি পাহাড় ধসেছে । আর বিএনপি মাঝে মাঝে মধ্যবর্তী নির্বাচন নিয়ে মনে হয় কিছু হরতাল করলো । এইতো এসবই তো মনে হয় গত ৩ মাসের গরম খবর । তবে ব্লগ খুব মিস করি । কিন্তু সময়ের অভাবে ব্লগিং করা হয় না । তবে অনেক সময় চোখ বুলাই । আর আমি একটা ব্লগেই আসি সেটি হলো ' আমার বর্ণমালা ' । এখানে না আসলে একটা জিনিশ জানতাম না যে বাংলাদেশে এত ইন্টারনেট ব্যবহারকারী তরুন আছে যারা পীর নিয়ে মাথা ঘামায় । আরেকটা খবর শুনলাম যে কতিপয় বাকশালী ব্লগার নাকি আশংকা প্রকাশ করেছে যে টাকার অভাবে ' আমার বর্নমালা ' বন্ধ হয়ে যাবে । এই খবরটা শুনে অনেক খারাপ লাগলেও একটা বিষয় ভেবে আনন্দই লাগছে । কারণ হলো এই ব্লগটি চালু হওয়ার পর থেকেই কিছু বাকশালি ব্লগার যাদের নাম আমরা সবাঈ জানি নানা রকম মুখরোচক কল্প কাহিনী বলেছিল - ইহা একটি ছাগু ব্লগ ইহা একটি মগবাজারী ব্লগ ইহা তারেক রহমানের দালালদের ব্লগ ইহা হাওয়া ভবনের ব্লগ ইহা জাতিয়তাবাদি ব্লগ তবে এত হাজার হাজার কোটি টাকার মালিকের ব্লগতো আর যে কারণেই হোক টাকার অভাবে বন্ধ হয়ে যাওয়ার কথা না । হ্যা টাকার অভাবে বাংলাদেশে অনেক মানুষের চিকিৎসা হয় না । অনেক মানুষ অভক্ত থাকে । অনেক মানুষের মাথা গোজার ঠাই হয় না । অনেক মানুষের পড়াশোনা বন্ধ হয়ে যায় । অনেক কন্যাদায়গ্রস্হ পিতা তার কন্যাকে সম্প্রদান করতে পারে না । এসব ঘটনা বাংলাদেশে অহরহই হচ্ছে । সেখানে টাকার অভাবে একটি ব্লগ যদি বন্ধ হয়ে যায় তাহলে সেটিকেতো বাংলাদেশেরই একটি চিত্র বলতে হবে । আর আমার মনে হয় আমার সময় কিছু গাজাখোর মানসিক প্রতিবন্ধিদের মাঝে ব্যয় করি নাই । বরং এক খন্ড বাংলাদেশের মাঝেই ছিলাম । আশাকরি আমার বর্ণমালা টিকে থাকবে যুগ যুগ ধরে । সবাইকে ধন্যবাদ । ০৭ / ০১ / ২০১১
নাটোর , ১১ জুলাই : নাটোরের লালপুরের পৃথক দুটি অভিযানে ৫৫৭ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে পুলিশ ।
ঈদের আর মাত্র ২ দিন বাকি . . . শহর ছাড়ছে লক্ষ লক্ষ মানুষ . . . প্রিয়জনদের উদ্দেশ্যে . . . . একত্রে পবিত্র ঈদুল আযহা উদ্যাপন । স্বাভাবিক ভাবেই যোগাযোগ ব্যবস্থা এই চাপ সামলাতে হিমশিম খাচ্ছে । প্রতিবারই তাই হয় . . . ঘরমুখো মানুষের ঢল নামে । প্রয়োজনের চাইতে দ্বিগুণ সময় ব্যয় করেও ঘড়ে ফিরছে মানুষ । এর মধ্যেই বাজ পরার মত খবর " আগামী রবিবার হরতাল " ।
সাজ্জাদ রানা বিডি বলেছেন : ভাই , লিংক কাজ করছে না ।
আগামীকাল বুধবার ( ১৫ জুন ) পূর্ণ চন্দ্রগ্রহণ । বাংলাদেশের সর্বত্র গ্রহণটি দেখা যাবে । রাত ১১টা ২৪ মিনিটে শুরু হবে গ্রহণের উপচ্ছায়া পর্যায় । ১২টা ২৩ মিনিটে আংশিক চন্দ্রগ্রহণ শুরু হয়ে তা পূর্ণতা পাবে রাত ২টা ১২ মিনিটে । চন্দ্রগ্রহণটি ১০০ মিনিট স্থায়ী হবে । পূর্ণ গ্রহণ শেষ হবে ভোর ৪টা ২ মিনিটে এবং ভোর ৫টায় এর উপচ্ছায়া . . .
' আছে পান্তা , আছে ইলিশ , আছে বউ আছে মালিশ ! তবু ইলিশ ভাজা নাই বউ ও আর তাজা নাই কোথাও কোন ব্যাথা নাই মালিশ করার সুযোগ নাই
অসম্ভব ভাল মানের একটি সাইট । আল্লাহর অশেষ রহমত আপনার উপর বর্সিত হোক ।
কবীর হুমায়ূন মে ১৪ , ২০১১ @ ৯ : ৩১ অপরাহ্ন
আমার গাড়ির উপর দানবীর কু - নজর পড়ছে : - S হে ভগবান রক্ষা করো আমার গাড়িরে ।
আমি যেকোন লেখা পড়ার আগে লেখকের বয়সটা দেখে নিই । এই প্রফাইলটাতে বয়সটা দেয়া নেই । ছবিটা দেখেও ধারনা করতে পারলামনা । লেখাটা ছাড়া ছাড়া মনে হয়েছে , কোন একটা নির্দিষ্ট ঘটনা উঠে আসেনি কিন্তু লেখনীতে প্রচন্ড ধার রয়েছে । বাক্যগঠনও অসামান্য । অনেক অনেক শুভকামনা রইল ।
জেনারেশন৭৫ বলেছেন : আওয়ামী হাফ মালাউন । গালি গালাজের জন্য এই শব্দটাতে আপত্তি আছে ।
নিউজ ডেস্ক , বাংলাদেশনিউজ২৪x৭ . কম পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে । আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে হালকা বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলেছেন , উপকূলীয় এলাকায় আপাতত ঝড়োহাওয়া বয়ে যাওয়ার কোন আশঙ্কা নেই । সমুদ্রবন্দরগুলোকেও কোন সতর্ক সংকেত দেখাতে বলা হয়নি । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / এসআরএস / এসএকে .
ঢাকা , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডেস্ক ) : আফগানিস্তানের কাপিসা প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫ ফরাসি সেনা ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে । ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ওই প্রদেশের তাগাব উপত্যাকায় দায়িত্বরত অবস্থায় ৫ ফরাসি সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন । এছাড়া ওই হামলায় আরও ৪ ফরাসি সেনা ও ৩ আফগান নাগরিক আহত হয়েছে । সারকোজির অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় । খবর বিবিসির । বোমা হামলার সময় ফরাসি সেনারা ওই এলাকার উপজাতীয় নেতাদের প্রহরায় নিযুক্ত ছিলেন । তারা একটি সাঁজোয়া যানকে ঘিরে দাঁড়িয়ে ছিলেন । ওই সময় বোমা হামলাকারী সেনাদের কাছাকাছি এসে বিষ্ফোরণ ঘটায় । এর আগে গত মঙ্গলবার নিকোলাস সারকোজি আফগানিস্তান সফর করেন এবং ২০১২ সালের মধ্যে অন্তত এক হাজার ফরাসি সেনা আফগানিস্তান ত্যাগ করবে বলে ঘোষণা দেন । তালেবান এ হামলার দায় স্বীকার করেছে । ( শীর্ষ নিউজ ডটকম / মাবি / এআইকে / ১৯ . ০৫ঘ . )
বাংলাদেশী পণ্য আমদানীকারক সমিতির পূর্ণাঙ্গ উপদেষ্টা ও কার্যনির্বাহী
রিক্সাওয়ালা : আপার চুল তো সব সাদা হইয়া গেছে দেখি । আমি : জ্বী । রিক্সাওয়ালা : আহারে ! আমি চুপ । রিক্সাওয়ালা : এত অল্প বয়সে চুল পাইকা গ্যালো সব . . আমি : এত অল্প - ও না বয়স । রিক্সাওয়ালা : কত আর হইব ? ১৫ / ১৬ ? আমি : ( হাইসা ফেইলা ) নাহ , বয়স ভালই হইছে । রিক্সাওয়ালা : কত আর বেশি , ২০ ? ২০ বছইরা মাইয়ার চুল সাদা হইয়া গেছে . . আহারে . . আমি চুপ ।
ঢাকা , ১০ জুলাই ( শীর্ষ নিউজ ডেস্ক ) : বগুড়া , পাবনা , চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ ৭ জন নিহত হয়েছে । শনিবার রাত ও রোববার সকালে এসব দুর্ঘটনা ঘটে । বগুড়া প্রতিনিধি জানান , বগুড়া - রংপুর মহাসড়কে শিবগঞ্জ থানার হাতিবান্ধা নামক স্থানে কোচ - ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে । শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে । জানা গেছে , কাকলী এন্টারপ্রাইজ নামের একটি কোচ ( ঢাকা মেট্রো - ব - ০২ - ০৫২৮ ) পঞ্চগড় থেকে ঢাকা যাচ্ছিল । হাতিবান্ধা নামক স্থানে বিপরীতমুখী একটি মাল বোঝাই ট্রাকের ( ঢাকা মেট্রো - ট - ১৪ - ৭৯১৮ ) সাথে কোচের সংঘর্ষ হয় । এর পরপরই ট্রাকের পিছনে থাকা অপর একটি মাইক্রোবাসের ( ঢাকা মেট্রো - চ - ১১ - ০৭৭৯ ) সাথে কোচটির সংঘর্ষ হয় । মাইক্রোবাসটি দুমড়ে - মুচড়ে যায় । কোচটির ব্যাপক ক্ষতি হয় । ঘটনাস্থলেই কোচের মহিলা যাত্রীসহ ৩ জন নিহত হয় এবং কমপক্ষে ২০ জন আহত হয় । নিহতদের মধ্যে বুলবুলি ( ৩০ ) নামের একজনের পরিচয় পাওয়া গেছে । তিনি রংপুর জেলার তারাগঞ্জ থানার সয়া কাজীপাড়া গ্রামের রশিদ মেম্বারের স্ত্রী । দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । দুর্ঘটনা কবলিত কোচ , ট্রাক ও মাইক্রোবাসটি আটক করা হয়েছে । পাবনা প্রতিনিধি জানান , রোববার সকাল ১১টার দিকে ঈশ্বরদী উপজেলার পাকশীতে ট্রাক চাপায় দুই বোন নিহত হয়েছে । নিহতরা হচ্ছেন - এইচএসসি পরীক্ষার্থী আরিফা খাতুন ( ১৯ ) ও দিপা খাতুন ( ১৫ ) । নিহত দুই বোন দিয়ার শাহদিয়ার গ্রামের রাশেদ আলীর মেয়ে । স্থানীয়রা জানায় , সকালে দুই বোন প্রাইভেট পড়ে বাসায় ফিরছিল । এ সময় কুষ্টিয়াগামী একটি মালবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায় । এ ঘটনায় স্থানীয় জনতা পাবনা - পাকশী সড়ক ৩ ঘণ্টা অবরোধ করে । এ সময় বিক্ষুব্ধ জনতা বেশকিছু যানবাহন ভাঙচুর করে । তারা ট্রাকটি আগুনে পুড়িয়ে দেয় । পুলিশ ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে । এ সময় পুলিশের সাথে জনতার দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । একপর্যায়ে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে । এ ঘটনায় পুলিশের এসআইসহ ৪০জন আহত হয় । পরবতীতে জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান ও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর ঘটনাস্থলে গিয়ে দুই বোন নিহত হওয়ার ঘটনায় সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় । কুমিল্লা প্রতিনিধি জানান , রোববার সকাল ৮টার দিকে ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের কুমিল্ল্লা সদর উপজেলার আলেখারচরে পিকআপের চাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে । তার নাম নাসির উদ্দিন । হাইওয়ে পুলিশ জানায় , নোয়াখালীগামী একটি সবজিবাহী পিকআপ আলেখারচরে খাজা সিএনজি ফিলিং স্টেশনের সামনে সাইকেল আরোহী নাসির উদ্দিনকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায় । নিহত নাসির উদ্দিন বুড়িচং উপজেলার সুন্দ্রম গ্রামের মফিজুল ইসলামের ছেলে । নাসির উদ্দিন স্থানীয় মিয়ামী হোটেলে বাবুর্চির কাজ করতো । পুলিশ তার লাশ উদ্ধার করেছে । চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান , দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ - সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের কয়লবাড়ি ট্রাক টার্মিনালের কাছে ট্রাক চাপায় রাব্বানী ( ৩০ ) নামে যুবকের মৃত্যু হয়েছে । এ সময় ইদিল ( ২২ ) নামে আরো একজন আহত হয় । উভয়ের বাড়ি শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামে । ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / ডিএইচ / এআই / ১৪ . ১৩ঘ . )
@ শান্ত বালক ভাইকে ( আসিফ বাংলার পথিক ) : ধন্যবাদ ভাই খবরটা শেয়ার করার জন্য ।
হযরত জাবির রা . থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদীসে আছে , ' অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর স্থা নে এলেন এবং নিজ হাতে তেষট্টিটি উট নাহর করলেন । - সহীহ মুসলিম ১ / ৩৯৪ ; সুনানে আবু দাউদ ১ / ২৬২
লেখক বলেছেন : বাহ রে ! দারুন কবিতা তো । ধন্যবাদ ।
আমি এখন কি করি ? কেউ কি নাই এই জুয়েল ব্যাটাকে শায়েস্তা করতে পারে ?
ঢাকা , ১০ জুলাই : বগুড়া ও টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন । আহত হয়েছেন ২০ জন । শনিবার রাতে দুর্ঘটনাগুলো ঘটে ।
এ দিকে বনোয়ারির শরণাপন্ন হইয়াছে বুঝিয়া , নীলকণ্ঠ মধুর উপরে রাগিয়া আগুন হইয়া উঠিয়াছে । পেয়াদার উৎপীড়নে কৈবর্তপাড়ার আর মানসম্ভ্রম থাকে না ।
কালেমার ওয়াদা : কালেমার মর্মকথা কবুল করার মাধ্যমে এ ওয়াদাই করা হলো যে আমি একমাত্র আল্লাহর হুকুম মেনে চলব , তার হুকুমের বিরোধী কারো হুকুম মানব না এবং আমি আল্লাহর সব হুকুম একমাত্র রাসুলে ( সা ) শিখানো তরিকা অনুযায়ী পালন করব এবং অন্য কারো কাছ থকে তরীকা নেব না ।
পোষ্ট করেছেন : ৩৫ টি মন্তব্য করেছেন : ৩৭৩ টি ব্লগ লিখছেন ০ বছর ৯ মাস ৩ দিন ব্লগটি দেখা হয়েছে : ১৪২১ বার
রান্না পছন্দ হয়েছে । ডিমের আইটেম দেখছি না , ডিমের আইটেম হয়ে গেলে খাওয়া শুরু হবে সবাই মিলে । ডিমের আইটেম দেন । তারাতারি দিয়েন , তনাহলে আগের গুলো ঠান্ডা হয়ে যাবে ।
তাদের দেখতে হাজার হাজার ভক্ত জড়ো হন রজার্স সেন্টার ও তার আশপাশে ।
তালিকানুযায়ী যেসব জায়গায় প্রাথমিক বিদ্যালয় নেই সেগুলো হলো - বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ২৪ নং ওয়ার্ডের রুপাতলীর ধানগবেষণা রোড বা জিয়ানগর , সদর উপজেলার ১০ ইউনিয়নের চারটি গ্রামের মধ্যে চর সিংহের কাঠী , ইছাগুড়া , বামনি কাঠী , ডেফুলিয়া , হিজলা উপজেলার খাগেরচর , চরজানপুর , বড়লক্ষিপুর , টুমলক্ষিপুর , আশুলি , আবুপুর , শংকরপাশা , খৈইলা , চরমান্দ্রা , ছোটলক্ষিপুর , ঘোষেরচর , আবদা , চর হিজলা ও কাউরিয়া ।
ফটুক কই ভাইজান ? ফটুক ছাড়া রচনা বইল্ল্যা মনে হইতেছে । দু চারটা ফটুক দেন । বাংলাদেশে ঋতুর বৈচিত্র কৈ , ঋতুর বৈচিত্র দেখতে হলে উত্তরে আস্তে হবে ।
লেখক বলেছেন : হাহাহাহাহা আপু ! তার মানে আপনি পড়েছেন ! ! !
গাইবান্ধা ৪ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : ঢাকা - রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের অদূরে বোয়ালিয়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় ৪ নসিমনের যাত্রী নিহত হয়েছে । এতে আহত হয়েছে আরও ৭ . . . . বিস্তারিত পড়ুন »
আমি আর নমিতা । নমিতা আর আমি । দুজনেই ছিলাম রমনার বটমূলে । আমরা এখন রমনার উত্তাল বটমূল । পরবর্তী প্রজন্মের এক আতঙ্কিত জায়গার নাম । ওর ছিলো আগুন টিপ ; কপালে আগুন বাড়ী । আমার শুকনো বন পোড়ে খাঁ খাঁ বালিয়াড়ি । ও ছিলো বসন্তজাত ; ফাল্গুনী । কেন যে ও নমিতা হলো । ফাগুনে আগুন লাগিয়ে ও কেন নমিতা হলো , এই প্রশ্নে আমি বহুবার ধাক্কা খেয়েছি । ফাগুনজাত যে সে হবে নমিতা ! অগ্নিলা না হোক , ফাল্গুনী বা অগ্নি বা আগ্নেয়গিরি হলে মন্দ হতো না । থাক না ওর নাম ! আমরা বরং ওকে অগ্নিলা বলেই ডাকি । নমিতা সমান অগ্নিলা । অগ্নিলার আগুন টিপে খাঁ খাঁ উত্তাপ । পহেলা বৈশাখে আমি আর অগ্নিলা আগুন হই । অনল । জ্বালিয়ে দেবার বাসনা তীব্র । আমরা উত্তাল রমনা পার্ক । পাঞ্জাবির শুভ্রতায় ঝলসানো আগুন । পান্তাভাতের বিস্বাদ স্বাদ । অগ্নিলার আগুন টিপ সবাইকে তাক লাগায় । সার্কাসের বিস্ময় বালিকা অগ্নিলা । আমি সার্কাস দেখানো সেই বালিকার অহংকারী মালিক । ভিতরে অহম চূড়ান্ত । অগ্নিলা বলে চলো বিস্ফোরিত হই । আমি বলি চলো । তাই আমরা আগুনের লেলিহান শিখা । লেলিহান শিখার হলুদাভ তেজ । রমনার বটমূলে হাজার হাজার মানুষ । আমরা ছড়াই উত্তাপ । অনল । আগুনের দাউ দাউ শিখায় পোড়ে যায় পহেলা বৈশাখের আমেজ । বাঙ্গালীর চিরন্তনতা । বাংলাদেশের লাখো বাঙ্গালীর প্রাণের মিলন মেলায় আগুন জ্বলে । দিগ্বিদিক পাগলপ্রায় জনতা ছোটে যায় । দৌড়ায় । পালায় । অগ্নিলা হাসে । আমিও । আমি দৌড়াই । অগ্নিলাও । ওর লালটিপে আগুন । আগুনের শিখা । আমরা হাসি । হাসিতে আগুনের অমৃত । অমৃত পেয়ে অগ্নিলা শান্ত হয় । আমিও । আগুন মানে অগ্নিলার সঙ । অনল মানে আগুনের বাড়ীতে একসঙ্গে সহবাস । অগ্নিলা আর আগুন দুজনেই পোড়াবাড়ী । দুজনেই পোড়ামুখি । টেলিভিশনে খবর । রমনা পার্কে আগুন । বোমা হামলা । মানুষের হাড় - গোর আর মাংসের দলিত মথিত অংশবিশেষ । কারো হাত মাথা উড়ে গেছে দেহ থেকে । কারো হাত ছিঁড়ে গেছে শরীর থেকে । কারো শরীরখানা পুরোটাই গলিত লোহা । কারো ঝলসানো মুখ , মুখাংশ । এ এক হৃদয় নিংড়ানো দৃশ্য । দৃশ্যচিত্র । স্বজনের কান্নার তীব্রতা । স্বজন হারানোর শোক । মরে যাওয়ার চাক্ষুষটা । মরতে না পারার বিহ্বলতা । বেঁচে থাকার আকুলতা । বাঁচতে না পারার গুমরানি । বাঁচাতে না পারার সলজ্জ ব্যর্থতা । এক মাস পর হসপিটাল থেকে রিলিজড হয় অগ্নিলা । আগুন তাকে নিতে আসে না । অগ্নিলা নিজেই অনলমুখি । অনল বাড়ীতে আগুনের ঠিকানা । অগ্নিলা খুঁজতে খুঁজতে দিশেহারা । এলোমেলো হাওয়া । যতবার আগুনমুখি হয় , ততবারই এক বিচ্ছিন্ন বাতাস তাকে দমিয়ে দেয় । অগ্নিলা আর আগুনমুখি হতে পারে না । পারে না , পারে না । না না . . . j আগুন জ্বলে । আগুন জ্বলে জ্বলে ছাই ভস্ম । অগ্নিলাও ছাই হতে পারত । কিন্তু ভাগ্য অগ্নিলাকে আগুনই রেখেছে । পহেলা বৈশাখ এলে সে আগুন হয় । দাউ দাউ আগুন । আগ্নেয়গিরির লাভা স্ফুরণ । দাউ দাউ । দাউ দাউ দাউ দাউ দাউ . . . . . আজ তুমি কি পরবে অগ্নিলা । বলবো না । আমার কালার তুমি নকল করবে । বলো না প্লিজ । না বলবো না । প্লিজ , প্লিজ । ওকে । বলছি । আগুন রঙ্গের শাড়িতে বাঙ্গালী বধূর সাজ । কপালে দাউ দাউ আগুন । রক্তজবা । শুনলে । তুমি কি পরবে । আমি শূন্যতা । মানে । মানে শূন্যতা । আমি তোমাকে নকল করবো না অগ্নিলা । আমি শূন্যতা হবো । অনল হবো । অনল পোড়ে পোড়ে শূন্যতা হয় । কিংবা পুড়িয়েও শূন্যতা হয় । আমি তাই শূন্যতা । অগ্নিলার পাশে শূন্যতার সহবাস । পহেলা বৈশাখের মঞ্চে ছিলো মমতাজের গান । বুকটা ফাইট্যা যায় । অগ্নিলা কি জানত তার বুকে ও ফাটল । কে জানে কার বুকে কখন ফাটল ধরে । অগ্নিলাও জানত না বলে মমতাজের ফাইট্যা যাওয়া বুকের অনল হতে চেয়েছিলো । আগুন মজা করে বলেছিলো ; তোমাকে না পেলে আমিও বুকফাটা প্রেমিক হবো । আর আমিহীন তুমি অনলের ছায়া । কিংবা অনল শূন্যতা । রাজি । নাহ . . . কখখনো নয় . . . তুমি রাজি না হলেও জগত রাজি ছিলো । অগ্নিলা বুঝিয়েছিলো নিজেকে । আগুন যখন জ্বলে তখন দুজনেই পাশাপাশি ছিলো । তাহলে অগ্নিলার সাথে আগুন যায়নি কেনো হাসপাতালে । হয়তো গিয়েছিলো । মৃত বলে কেউ আর খোঁজ করেনি জীবিত অগ্নিলার । মরে গেলে মানুষ এক ধাক্কায় পর হয়ে যায় । শূন্য হয়ে যায় । হয়তো আগুনই ঠিক ছিলো । ওর শূন্যতাই ঠিক ছিলো । রমনা পার্কের মূল মঞ্চে একটা বেদী করা হয়েছে । অনলমঞ্চ । ইতিহাস বলে ; আগুনের দাবানলে পোড়ে এখানে প্রাণ হারিয়েছে যারা তাদের স্মরণে এই স্মৃতি মঞ্চ । স্মারকবেদী । কিন্তু অগ্নিলা বলে ; আগুন কেবল তারই ছিলো । তাই এমন হৃদয় নিংড়ানো ভালোবাসা কেবল তার আগুনেরই পাওনা । প্রতি বছর অগ্নিলা তাই রমনাতে আগুন টিপ । প্রতি বছর একা একা ঘুরে । মমতাজের গানটা আর শুনা হয় না । বুকটা আসলেই ফাইট্যা যায় তার । শূন্য শূন্য লাগে । কাল রাতে একটা স্বপ্ন দেখেছে অগ্নিলা । আগুন তাকে লাল টিপ পরাচ্ছে । আহা , করো কি । টিপ পরাই । টিপ কেন । কালকে না পহেলা বৈশাখ । তো । নববর্ষ । তুমি যাবে না কালকে রমনাতে । আমিতো রমনার মাঝেই ঘুরাঘুরি সারাক্ষণ । আসো । কাল দেখা হবে । তুমি কিন্তু আগুন সাজ । আমি শূন্যতা । আমি শূন্যতা ।
আর ভালো একটা বিষয় হলো এর ব্যাটারী বদল করা যায় এবং আরও বেশী মেমরি দরকার হলে এর মধ্যে মেমরি কার্ড লাগানো যায় ।
এ কথা বাস্তব যে , আমাদের সমাজে দ্বীনের মেহনতের নামে এমন কিছু দাওয়াত প্রচার করা হচ্ছে যা প্রকৃত পক্ষে জাহান্নামের পথে দাওয়াতে নামান্তর । কারণ , যেখানে শিরক বিদআত , বানোয়াট হাদীস ও ছোয়াবের ফুলঝুরি আর বুযুর্গের কিচ্ছা - কাহীনি সাধারণ মানুষে সামনে লবলীলাক্রমে বয়ান করা হয় তা যত কিছুই হোক হকের দাওয়া হতে পারে না । ইনশাআল্লাহ পরর্বতিতে তাবলীগ জামাতের কার্যক্রম তাদের বই থেকে প্রমাণ সহকারে লেখার ইচ্ছা আছে । দুআ করবেন ।
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » সংবাদ বিশ্লেষন » এখনও গৃহকর্ত্রীর নির্মম নির্যাতনের শিকার হয়েছে শিশু মাকসুদারা
অবশেষে জাতীয় দল নিয়ে মুখ খুললেন ডিয়েগো ম্যারাডোনা । পাশে দাঁড়ালেন মেসির , ' মেসির পাশে দাঁড়াতেই হবে ।
আমরা যখন নামতা ছেড়ে হাইস্কুল করতে গেলাম মেঘেদের রহস্যমাত্রার মাত্রা বুঝলাম তাদের মজতে দেখলাম , মজাতে বুঝলাম
সবাইকে শুভেচ্ছা । দীর্ঘদিন যাবত পাঠক হিসাবে এই ব্লগে ঘুরাঘুরি , পড়াপড়ি , হাসাহাসি , রাগারাগি । কিন্তু ইদানিং এর সাথে আবার লেখালিখির শখ হয়েছে । দেখি আশানুরূপ কিছু লেখা যায় কিনা । সহযোগীতা পাবার প্রত্যাশায় . . . . . ক্যানন কার্ণেগী
ব্রাহ্মণবাড়িয়া , ১০ জুলাই : কোনো স্লোগান নয় , জিকির করতে করতে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করলেন হরতালকারীরা । আসেনি পুলিশের বাধাও । সাড়ে ১০টায় রাস্তা ছেড়ে দেন হরতালকারীরা । এরপর থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে ।
আইকনস টেইলর অ্যান্ড ফেব্রিকস প্যান্ট ২৮০ , শার্ট ১৮০ ও স্যুট ৩০০০ টাকা । শুধু বসুন্ধরা সিটি শপিং মলে এ প্রতিষ্ঠানের শাখা আছে ।
আলহামদু লিল্লাহি নাহমাদুহূ ওয়া নাস্তাঈনুহূ ওয়া নাস্তাগফিরুহ . . . ওয়াছাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহী ওয়া আছহাবিহী ওয়া বারাকা ও সাল্লামা তাসলীমান কাছীরা , আম্মা বাদ । শায়খে আকবার ( রহ ) - এর মতে তাওবার কবূলিয়াতের আলামত
কাজের জিনিস । আমাদের মত নন ওয়েবমাস্টারদেরও কাজে লাগবে । নীল নক্ষত্র বলেছেন রঙ নিয়ে রঙবাজি , হা , তাইতো সেকাজটিও তো সম্ভব ।
লিনাক্সের কাস্টোমাইজড ডিভিডি আছে , তার আবার কোনটা কোনটা ৬০টাকা দিয়ে কিনে দেখা যায় কাজ করে না । তখন আবার সেইগুলা ফেরত দেওয়া , বিনিময়ে আবার নতুন ডিভিডি নেওয়া । মাঝে মাঝে মেলা হয় , আড্ডা হয় । সেইগুলো কোনটা কার ইভেন্ট ছিল , কোনটা কার ইভেন্ট ছিল না সেইটা নিয়ে টুইটার গরম থাকে । ফোরাম কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্পন্সর লিস্টে নাম ঢুকায় দেওয়ায় আবার দুই পক্ষের কথা বার্তায় ফোরাম গরম হয় । এইগুলা সবই লিনাক্সের ভ্যালু এডিশন হিসেবে বিবেচনা করা যেত । একটা আকর্ষনীয় অপারেটিং সিস্টেমের সাথে ব্যাপক বিনোদন । উইন্ডোজে আমি স্টীভ বালমারের সেই নাচের ভিডিও ছাড়া এরকম কোন বিনোদন পাই নি । শেইম !
শেরপুর , ১২ জুলাই : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়ার পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অপরাধে হায়দার আলী ( ৫০ ) নামে একজনের বিনাশ্রম ছয় মাসের কারাদণ্ড দিয়েছে বিশেষ ভ্রাম্যমাণ আদালত । পুলিশ ও নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে . . . . বিস্তারিত »
ঢাকা , ২০ জুন : ' বুড়িগঙ্গা ভরাট করে অফিস বানাচ্ছে র্যাব ' এই সংবাদে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন । তারা অনেকেই মনে করছেন র্যাবের মতো আইন - শৃঙ্খলা বাহিনীর দ্বারা এটা চরম আদালত অবমাননা । সোমবার . . . বিস্তারিত »
প্রজন্ম ফোরাম » কর্ম খালি আছে » ফ্রিল্যান্সার হোন ! ঘরে বসে আয় করুন $ $ $ ডলার $ $ $
বরগুনা , ২৭ জুন : বরগুনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্ত্বরে সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা বার এসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট আবদুস সালামকে ( ৪৫ ) লাঞ্ছিত করেছেন বরগুনার কয়েকজন আইনজীবী । পরে আহতাবস্থায় তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহত অ্যাড . আবদুস সালাম জানান , বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট জিয়াউদ্দিন ' র সাথে দীর্ঘদিন ধরে তার জমি নিয়ে বিরোধ চলছিল । তাকে ঘায়েল করার জন্য জিয়াউদ্দিন তার বিরুদ্ধে নানা অভিযোগে এ পর্যন্ত ২৪টি মামলা দায়ের করিয়েছেন । সবশেষ আমতলী . . . বিস্তারিত »
সময়টা বড় বেশি খারাপ যাচ্ছে । গত বুধবার বিকেলের পর থেকে আমি ছিলাম নারায়ণগঞ্জে । ছোট বোন আর ছোট ভাইয়ের বৌও গিয়েছিল সেখানে বৃহস্পতিবার । শুক্রবার আমার শ্যালকের বিয়ের রিসেপশন । এর আগের শুক্রবার বিয়ে হয়েছে ।
একইভাবে নিজের বাড়িতে ডাকাতির ঘটনায় পরের মামলাটি দায়ের করেছিলেন চরকাপাসিয়া গ্রামের কবির হোসেন । পুলিশ এই মামলার ক্ষেত্রে ১১ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে । দুটি মামলাতেই অনেক আসামি ছিল অভিন্ন । তার পরও রাজনৈতিক বিবেচনায় মামলা দুটি প্রত্যাহারের সুপারিশ করা হয় । কাপাসিয়া থানার ওসি মীর মোহাম্মদ জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন , আসামি নাজমুল , জসিম , সোহাগ , সাইফুল পেশাদার ডাকাত ও সন্ত্রাসী । এদের মধ্যে সোহাগ ও নাজমুল বিদেশে পলাতক । তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা আছে । এদের মামলার প্রত্যাহার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন , এ ব্যাপারে তিনি কিছুই জানেন না ।
অপরদিকে প্রতিপক্ষ গ্রুপ নদীটির দখল নিতে মরিয়া হয়ে ওঠে । এ নিয়ে উভয় গ্রুপে বেশ কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষও হয় । অবশেষে ২০০৬ সালে প্রতিপক্ষ এক গ্রুপ বাধটি কেটে দেয়ায় লবণ পানিতে ২৬ গ্রাম প্লাবিত হয় ।
একজন মাসুম সেপ্টেম্বর ২১ , ২০১০ @ ৬ : ৫৪ পুর্বাহ্ন
' ' বিসমিল্লাহর ভিতরে আপনারা আল্লাহকে খুঁজে পান না ' ' প্রধানমন্ত্রীর এ বক্তব্যের জবাবে চরমোনাই পীর বলেন , " ইমানের পরে বিসমিল্লাহর মূল্যায়ন । মানুষের যদি ইমানই না থাকে তাহলে বিসমিল্লাহর কোনো মূল্য থাকে না । রাষ্ট্রধর্ম ইসলামেরও মূল্য থাকে না । "
আরেকটা ইউকেন্ড আইলো । একলা বারান্ডায় বৈসা আছি । কাপলরা হাইটা যাইতাছে । চায়া চায়া দেকতাছি । মাগার কিছু করবার পারতাছি না । একানে ভাদ্রমাস আইসা পড়ছে , মাইয়াগো কাপড় গরমের চোটে খুইলা যাইতাছে । একটু আগে এককাপল গাড়িথন বাইর হৈয়া যেম্বায় কিসাকিসি শুরু করলো ভাবছিলাম বিনা পয়সায় একটিকেটে দুইছবির মতো কিছু একটা হয়তো দেকা যাইবো . . .
কাঠুরিয়ার মুখে এই কথা শুনিয়া দেবী চমকাইয়া গিয়া বলিলেন , " কী বলিলে ? তুমি জংগলে গাছ কাটো ? তোমার এত বড় সাহস ! তুমি কি জানো না যে জংগলে গাছ কাটা সরকারীভাবে নিষিদ্ধ । " এই কথা বলিয়া রাগান্বিত ও বিরক্ত দেবী পুলিশকে ফোন করিয়া দিলেন । ইহার পর পুলিশ আসিয়া কাঠুরিয়াকে ধরিয়া লইয়া গেল ।
ছিল তাহার দাবী * দিলুম ঘরের চাবি * সড়ক বন্দর রেল , * মাকে আশার বেল । *
সহমত । আমার বাড়িতেও বাগানে পুই সাক , লাল সাক , ফুল কপি ইত্যাদি লাগানো হত । নিজের বাগানের কিছু খাওয়ার স্বাদই আলাদা
মনে হচ্ছে গভীর হতাশায় ডুবে যাচ্ছেন । কেন ভাই । বন্ধু হারালে তো বন্ধু পাওয়া যায়ই । আর পাওয়া যায় বলেই হারাবে । হারিয় গেলেই আবার জাগে নতুন পাবার আশা । হা হা হা । ভাল লাগলো ।
বংশীকে ভীরু , কাপুরুষ , নীলকণ্ঠের চরণ - চারণ - চক্রবর্তী বলিয়া খুব একচোট গালি দিয়া বনোয়ারি একলাই বাপের কাছে গিয়া উপস্থিত । মনোহরলাল তাঁহাদের বাগানে দিঘির ঘাটে তাঁহার নধর শরীরটি উদ্ঘাটন করিয়া আরামে হাওয়া খাইতেছেন । পরিষদগণ কাছে বসিয়া কলিকাতার বারিস্টারের জেরায় জেলাকোর্টে অপর পল্লীর জমিদার অখিল মজুমদার যে কিরূপ নাকাল হইয়াছিল তাহারই কাহিনী কর্তাবাবুর শ্রুতিমধুর করিয়া রচনা করিতেছিল । সেদিন বসন্তসন্ধ্যায় সুগন্ধ বায়ুসহযোগে সেই বৃত্তান্তটি তাঁহার কাছে অত্যন্ত রমণীয় হইয়া উঠিয়াছিল ।
ব্যস্ত শহরে ঠাস বুনটের ভীড়ে , আজো কিছু মানুষ স্বপ্ন দেখে ফিরে . . . . . . . . . . . . . . মোবাইলের রিং টোনে ঘুম ভেঙে যায় রিফাতের । ম্যানেজারের কল , বিরক্ত হয়ে কেটে দেয় । সময় দেখে দূপুর ২টা , মাথাটা ভারী লাগে হ্যাংওভারের ধকল এখনো আছে । কাল রাতে ওর প্রিয় হুইস্কি জ্যাক ডেনিয়েলের বোতল প্রায় শেষ করেছে । জ্যাক ডেনিয়েলের সংক্ষিপ্ত নাম ' জে ডি ' মনে পরতেইচোখ ভিজে উঠে । জে ডি ওর অনেক প্রিয় একজন মানুষের নাম . . . . . . . ছিল । জেনিফার দিপ্তি সংক্ষেপে জে ডি ।
চে গুয়েভারা ২ বলেছেন : ভাই আপনার মতো গিয়ানী মানুষ আর দুনিয়াতে নাই । যান দেওয়ানবাগির আখ্রায় যায়া আড্ডা দেন ।
বালাগঞ্জ ( সিলেট ) প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জে উপজেলার ওসমানীনগর থানা ফকিরাবাদ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় চালকসহ একই পরিবারের ৮জন নিহত হয়েছে । নিহতরা হচ্ছেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মুস্তফা পুর দক্ষিণ গ্রামের ইন্দন উল্লার পুত্র সুজন উদ্দিন ( ৩৮ ) , হাবিব উদ্দিন ( ৩৩ ) হানিফ উদ্দিন ( ৩০ ) সালাউদ্দিন ( ২২ ) রিতা বেগম ( ১২ ) ও সুজন মিয়ার পুত্র মুন্তাছির আহমদ হৃদয় ( ৬ ) , দিবা বেগম ( ১০ ) ও একই এলাকার রমজানপুর গ্রামের আছকির উল্লার পুত্র কার চালক আনোয়ার মিয়া ( ৩০ ) । জানাযায় , গতকাল শুক্রবার বিকাল ৩ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের ( ঢাকা মেট্টো - ব - ১৪ - ৩২৩৮ ) ঢাকা সিলেট মহাসড়কের ফকিরাবাদ নামক স্থানে সিলেট থেকে ছেড়ে আসা প্রাইভেট কার ( সিলেট খ - ১১ - ০০৭৭ ) কে স্বজোরে ধাক্কা দিলে প্রাইভেট কারটি রাস্তা থেকে প্রায় ২০ ফুট দূরে ছিটকে পড়ে দুমরে মুছরে যায় । এতে কারে থাকা চালকসহ এই পরিবারের ৮জন ঘটনাস্থলেই নিহত হন এলাকাবাসী জানান , উক্ত ঘটনার পর শেরপুর হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হলে গাফিলতি করে ঘটনার প্রায় ৩০ মিনিটি পর ঘটনাস্থলে আসলে এলাকাবাসী পুলিশের উপর চড়াও হন । এসময় ঢাকা সিলেট মহসড়ক প্রায় ২ঘন্টা অবরোধ করে রাখেন এলাকাবাসী । খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং লাশ উদ্ধার করতে সম হয় । ঘাতক বাসটি আটকালেও চালক পালিয়ে যেতে সম । এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল । এলাকাবাসীর অভিযোগ নির্দিষ্ট সময়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে এতো দুএকজন জীবিত উদ্ধার যেত ।
গেস্ট হাউজঃ ০১টি ( জেলা পরিষদের মালিকানাধীন ) কক্ষ নং : ০৯টি ভাড়ার তথ্যাদিঃ
ব্যস্ত থাকা মানেই বোধহয় ভালো থাকা । দিনগুলো কখন কেমনে ক্যালেন্ডারের ফাঁক গলে চলে যাচ্ছে বুঝতে পারছিনা । তবে বোধহয় ভালোই আছি । সকাল নয়টায় উঠি , ডিপার্টমেন্টে যাই , কাজ করি , আকাজ করি , চা খাই , কালাভুনার ঝাঁঝ মাথা পর্যন্ত উঠিয়ে দুপুরের খাবার শেষ … Continue reading →
গাইবান্ধা , ১৭ জুন : গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের উত্তর ফলিয়া মসজিদের ইমামকে মারপিট করেছে এক ইউপি সদস্য । নির্বাচনের সময় সহযোগিতা না করার অপরাধে এই ঘটনা ঘটে । এঘটনায় শুক্রবার বিক্ষুব্ধ মুসল্লিরা দোষীদের গ্রেফতারের দাবীতে গাইবান্ধা সদর থানা ঘেরাও করে । পরে মামলা রেকর্ড করে পুলিশ আসামী গ্রেফতারের আশ্বাস দিলে তারা ঘেরাও কর্মসুচী প্রত্যাহার করে । গাইবান্ধা থানার ওসি মশিউর রহমান ও মুসল্লিরা জানায় , ১৪ জুন বোয়ালী ইউপি নির্বাচন চলাকালীন মেম্বর প্রার্থী মোখলেসুর রহমান তার নির্বাচনী প্রচারণা ও ভোটসংগ্রহের জন্য চাপ দিয়ে আসছিলো । কিন্তু ইমাম মোস্তাকিন বিল্লাহ এতে রাজী হয়নি । ভোটে ওই প্রার্থী হেরে যাওয়ায় ক্ষুদ্ধ কয়েকদিন যাবত মোস্তাকিন বিল্লাহকে নানা ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলো । শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় পরাজিত মোখলেছুরের ছেলে মাহবুবর রহমান বাবু মোবাইল ফোনে ইমামকে ডেকে মাহবুব ও তার কয়েকজন সহযোগি ইমামকে জোরপুর্বক স্থানীয় আইয়ুব আলীর পরিত্যক্ত মুরগির ফার্মে ধরে নিয়ে বেধড়ক মারপিট করে । স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এবং জুম্মার নামাজ শেষে মুসল্লিরা ওই পরাজিত মেম্বরসহ সন্ত্রাসী পুত্রকে গ্রেফতারের দাবীতে গাইবান্ধা সদর থানা ঘেরাও করে । মসজিদ কমিটির সভাপতি আমজাদ হোসেন অবিলম্বে অপরাধীদের গ্রেফতারের দাবী জানান । এ ব্যাপারে ওসি মশিউর , অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন । বার্তা২৪ ডটনেট / এটি
জেনারেশন৭৫ বলেছেন : সমস্যা হলো সামুর রেসিডেন্ট গুলো গণভাবে মাইনাস খাচ্ছিলো । এই মাইনাস ঠেকানোর জন্য মাইনাস বন্ধ ।
এ সময় দুই পথচারী দেলোয়ার গাজী ( ৩৫ ) ও লিয়াকত ( ৩৬ ) গুরুতর আহত হন । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের পাঠানো হয়েছে । লিয়াকতের অবস্থা আশঙ্কাজনক । নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ ।
লিভিং আর্টস ফেব্রুয়ারি ৬ , ২০১১ @ ১০ : ১৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া , ১২ জুলাই : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামে মঙ্গলবার সকালে ১৮০ কেজি গাজা ও ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব - ৯ ভৈরব ক্যাম্পের সদস্যরা ।
এলাকাবাসী এবং নিহতের পরিবারের সদস্যরা জানায় , শহরের ভাটপাড়ার কলেজ শিক মশিউল আলম সোহেলের পরিবারের সাথে কুমিল্লা পৌর কমিশনার আকসিরুল বাশার সোহাগের পরিবারিক বিরোধ চলে আসছিলো । দীর্ঘ দিন থেকে চলতে থাকা এ বিরোধের ফলে বহু মামলা মোকদ্দমা হয়েছে । শুক্রবার রাতে কুমিল্লা শহরের ভাটপাড়ার বাসিন্ধা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের শিক একেএম মশিউল আলম সোহেল শহরের কান্দিরপাড় থেকে ভাটপাড়ায় তার বাড়িতে ফেরার পথে বিষ্ণুপুর মৌলভীবাজার এলে একদল সন্ত্রাসী তার মটরসাইকেলের গতিরোধ করে তকে ও ইরান নামে তার এক বন্ধুকে কোপিয়ে মারাত্মক আহত করে । এসময় সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছুড়ে বলে এলাকাবাসী জানায় । আহতদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় । আহতদের রাতে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় স্থানান্তর করা হয় । ঢাকায় স্থানান্তরের পর কলেজ শিক মশিউল আলম সোহেল ভোর রাতে মারা যান । তিনি ভাটপাড়ার হাজী মোঃ আলী আজমের ছেলে । এব্যাপারে কুমিল্লা কোতয়ালী থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন , দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ হত্যাকান্ড হয়েছে ।
নাটোর , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : নাটোরে পেট্রোল দিয়ে ট্রাক পুড়িয়ে দেয়ার ঘটনায় আটক ৫ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত । আজ মঙ্গলবার দুপুরে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিয়াকত আলীর আদালত এ রিমান্ডের আদেশ দেন । মামলার তদন্ত কর্মকর্তা নাটোর সদর থানার এসআই জালাল উদ্দিন শীর্ষ নিউজ ডটকমকে জানান , ঘটনার সাথে জড়িত আটক তেবাড়িয়া এলাকার রফিকুল ইসলাম , মোহাম্মদ আলম , মামুনুর রশিদ , মাসুদ রানা ও মামুনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিয়াকত আলীর আদালতে নিয়ে শুক্রবার ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয় । আদালত আটকৃতদের জেল হাজতে প্রেরণ করে । শুক্রবার ছুটির দিন রিমান্ডের শুনানি হয়নি । পরে আজ মঙ্গলবার আদালত শুনানি শেষে রফিকুল ইসলাম , মোহাম্মদ আলম , মামুনুর রশিদ , মাসুদ রানাকে ৩ দিনের ও মামুনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত । তিনি আরো বলেন আজ রাতেই আটককৃতদের রিমান্ডে নেয়া হবে । উল্লেখ্য , বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে বুধবার গভীর রাতে নাটোরের তেবাড়িয়া এলাকায় হরতাল সমর্থিত পিকেটাররা আমবোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় । এ সময় আম ব্যবসায়ী শরিয়ত পুরের আইয়ুব আলীর ছেলে মোশারফ পুড়ে গুরুতর আহত হয় । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোশারফ মারা যান । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / সস / ১৪ . ৫৬ . )
বিজ্ঞপ্তিঃ এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু , মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয় ।
হাহাহা না প্রেমে পড়িওনাই তাই ছ্যাকা খাবার দুর্ভাগ্য ( নাকি সৌভাগ্য ) এখনও আমার হয় নাই ( তাছাড়া আমি প্রেমে বিশ্বাস করিনা )
নওগাঁর রাণীনগর উপজেলার বড়গাছা , একডালা , গোনা , কালিগ্রাম , কাশিমপুর , মিরাট , পারইল , রানীনগর ইউপি ।
ইতিহাস নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া । নোয়াখালী সদর থানার আদি নাম সুধারাম । ইতিহাসবিদদের মতে একবার ত্রিপুরা - র পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর পানিতে ভুলুয়া - র উত্তর - পূর্বাঞ্চল ভয়াবহভাবে প্লাবিত হয় ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসাবে ১৬৬০ সালে একটি বিশাল খাল খনন করা হয় , যা পানির প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্জ , সোনাইমুড়ী ও চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে । এই বিশাল নতুন খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় " নোয়া ( নতুন ) খাল " বলা হত , এর ফলে " ভুলুয়া " নামটি একসময়ে পরিবর্তিত হয়ে ১৬৬৮ সালে হয়ে যায় " নোয়াখালী " ।
জিসান অংকটা বলল । অংক শুনে অরণ্য ভাবনায় পড়ে গেল । অরণ্য মাথা চুলকাচ্ছে আর ভাবছে । অন্যদিকে সোয়ান মিটুর মিটুর হাসছে । এই হল অংকের জাহাজ । মাথা চুলকাচ্ছে । না পারলেই হয় । ওরা সবাই নিস্তব্দ । সবারই চোখ অরণ্যর মুখের দিকে । পাপ্পুর চেহারা ফ্যাকাসে হয়ে গেল । যদি অরণ্য অংকটা না পারে তাহলে পাপ্পুর বড়মুখ থাকবে না । খানিক পরে অরণ্য মুখ খুলল । বলল , অংকটার দুটো উত্তর হতে পারে । একথা শুনে ওরা সবাই চমকে উঠল । তাহলে অরণ্য অংক মিলিয়ে ফেলছে । পাপ্পুর মুখে পাঙ্খা হাসি । একগাল হেসে বলল , কি বলছিলাম না যে , পারলে অরণ্যই পারবে । সোয়ান চুপ করে বসে আছে । রাকিব বলল , একটা অংকের দুটো উত্তর হয় কেমন করে ?
তার শরীরে রাজাকারের রক্ত প্রবাহিত কিন্তু চেতনায় আওয়ামী লীগ ।
- মেকআপ প্রথমে পুরো মুখ , তারপর চোখ ও শেষে সাজান ঠোঁট । ত্বকে দাগ না থাকলে মুখে কোনো ফাউন্ডেশন দেওয়ার দরকার নেই । সরাসরি ব্লাশ - অন হিসেবে জেল ব্লাশার দিয়ে নিন । ত্বকের দাগ ঢাকতে ত্বকের ধরন বুঝে ব্যবহার করতে পারেন স্টিক , ক্রিম - টু পাউডার বা ক্রিম - টু ময়েশ্চারাইজার ফাউন্ডেশন । ক্রিম - টু পাউডার ফাউন্ডেশন ভেজা স্পঞ্জ দিয়ে ত্বকে মেশাতে পারেন । মুখে ক্রিম বা ময়েশ্চারাইজার দিয়ে পাঁচ মিনিট পর ফাউন্ডেশন লাগালে তা ভালো বসবে ত্বকে । এর পরও দরকার হলে লাগাতে পারেন কনসিলার । এরপর লাগান ক্রিম ব্লাশ - অন । চাইলে শিমার দিতে পারেন ব্লাশ - অনের ওপর শুধু গালের হাড়ে । এক পরত লুজ পাউডারের পোঁচে শেষ করুন ত্বকসাজ । এবার চোখের সাজে ভুরুর নিচে সোনালি , রুপালি বা অফ হোয়াইট আই শ্যাডো দিন হাইলাইটার হিসেবে । বেছে নিন চিকচিকে ( শিমার ) ধরনের আই শ্যাডো । দুই - তিন রং আই শ্যাডো মিলিয়ে দিতে পারেন । অথবা কম সময়ে মেকআপ করতে চাইলে শুধু বাদামি শ্যাডো দিয়ে মাশকারা , ওপর পাতায় আইলাইনার , নিচে কাজল দিয়ে নিন । ঠোঁট সাজাতে আগে লিপলাইন করুন । তরুণীদের ভালো লাগবে ফ্রস্টেড লিপস্টিক বা লিপ গ্লসে । শুধু গ্লসে চটচটে ভাব হয় অনেকের । গ্লস দেওয়ার পর বরফ ঘষে নিলে তা কেটে যাবে ও দীর্ঘস্থায়ী হবে । লিপস্টিকের ওপরও গ্লস দেওয়া যেতে পারে । ব্লাশ - অন , শ্যাডো , লিপস্টিক , লিপ গ্লসের জন্য পিচ , গোলাপি , ব্রাউনের হালকা শেডগুলো সব রঙের পোশাকের সঙ্গে মানানসই । চোখের সাজকে ফুটিয়ে তুলতে পারেন নানা ধরনের মাশকারা যেমন - থিকেনিং , ভলিউমাইজিং , কারলিং ও অন্য রং যেমন নীল মাশকারার ব্যবহারে । ব্যস , সালোয়ার - কামিজে পার্টি সাজে আপনি একদম তৈরি !
রাজা বাদশা জমিদার এবং নবাব বংশের লোকজনদের প্রিয় খেলা এই " ক্রিকেট " । আলুইচ্য পুস্টে ক্রিকেট বলতে ব্যাট বল নিয়া যে খেলাটা হয় সেইটা বুঝানো হৈয়াছে , ঝিঁঝিঁপোকাকে বোঝানো হয় নাই । বাইল্যকালে এই খেলাটি আমারো প্রিয় ছিল । কিন্তু খেলতেই ভালো লাগতো , ঘন্টার পর ঘন্টা বৈসা বৈসা দেখতে আমার কোনোদিনও ভালো লাগে নাই । এই . . .
ভাল বলেছেন তো ? আপনাদের ভাবীকে ফোরামে আনা যাবে না আর ফেসবুকেও না ।
প্রথম দফায় ২০০৮ সালের ২৫ জুলাই বুকে ব্যথা ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভর্তি হন । ২৬ আগষ্ট ২০০৮ হাসপাতাল ছাড়েন । পরে পেশীর ব্যথাজনিত কারণে একই হাসপাতালে চিকিৎসা নেন ২০১০ সালের ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর ।
দিনটি ছিল ১৯ জুলাই ১৯১৮ । প্রথম মহাযুদ্ধ চলছে । ফ্রান্সের আকাশে জার্মান বিমানবাহিনী ও ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনী তুমুল আকাশযুদ্ধে লিপ্ত । ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর ১৯ বছর বয়সী এক তরুণ ফাইটার পাইলট সেদিন ডগফাইটের সময় একটি জার্মান জঙ্গীবিমান গুলি করে ভূপাতিত করলেন । এটি ছিল তাঁর দশম শত্রুবিমান শিকার - যে কৃতিত্বের জন্য তিনি পেয়েছিলেন ' ফ্লাইং এইস ' ( Flying Ace ) খেতাব । এই খেতাব পাওয়ার জন্য যেখানে সাধারণত পাঁচটি শত্রুবিমান ঘায়েল করাই যথেষ্ট , সেখানে তিনি খতম করেছিলেন দশটি ! আকাশযুদ্ধের সেই প্রথম যুগে , সদ্যযুবক এক ফাইটার পাইলটের মাত্র তের দিনের , ১৭০ উড়াল - ঘন্টার এক অতি - সংক্ষিপ্ত লড়াই - জীবনের পক্ষে এটি ছিল এক অসামান্য বীরত্বপূর্ণ কৃতিত্ব - যা পৃথিবীর ইতিহাসে বিরল । এই অকুতোভয় বীরসেনানীর নাম ইন্দ্রলাল রায় - প্রথম বাঙালি ফাইটার পাইলট এবং প্রথম বাঙালি বা ভারতীয় ' ফ্লাইং এইস ' ।
একই গ্রামের মোঃ আমিনুল হক বলেন , " আমাদের ভিটা - মাটি ছাড়া কিছু নাই । কোনো ব্যাংকই আমাদের কাছে আসেনা । এনজিওগুলার ধারণা , আমরা সমিতির কিস্তি পরিশোধ করতে পারবো না । তাই সরকারের প্রতি আবেদন আমাদের যেন সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যাবস্থা করে । "
চে গুয়েভারা ২ বলেছেন : ধরবেন কি করে ? যারা জামাতীদের সাথে রাজনীতি করে . . . বলিভিয়ার নিতি দেখেন । হয় চুক্তি ঠিক করপ না হলে যুদ্ধ করো । ব্যস কাম হয়ে গেছে
প্রাথমিকভাবে আমার বিবেকের রায় হচ্ছে এসব নব্য শিরক । কারণ আমার জানামতে এসবে যারা লিপ্ত তাদের অনেকেই একসময় ও কেউ কেউ এখনও জ্যোতিষী ব্যবসা , হস্তরেখা গণনা , ভাগ্য গণনা ইত্যাদি ব্যবসায় লিপ্ত ছিলো । আর আমি জানি ভাগ্য গণনা করা শিরক । এসব লোক বর্তমানে মূলতঃ নতুন একটা ধান্ধা পেয়েছে টাকা কামাবার ও মানুষকে বিপথে চালিত করবার । তাই আমি ভেবে নিয়েছি এসবও শিরক হবার সম্ভাবনা প্রবল ।
মানুষ মরণশীল । মৃত্যু অবধারিত সত্য । মৃত্যুকে প্রতিরোধ করার কোন ব্যবস্থা নেই । মহান আল্লাহ্ এরশাদ করেন , ( كُلُّ نَفْسٍ ذاَئِقَةُ الْمَوْتِ ) " প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে । " ( আল ইমরান - ১৮৫ ) মানুষ মৃত্যু বরণ করার পর তার প্রথম ঠিকানা হচ্ছে ' কবর ' । সেখানে তাকে ক্বিয়ামত তথা পূণরুত্থান পর্যন - অবস্থান করতে হবে । তারপর হিসাব - নিকাশের মাধ্যমে জান্নাত অথবা জাহান্নাম । যদি [ . . . ]
বাগেরহাট , ৮ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : বাগেরহাটের কচুয়া উপজেলার সদর ইউনিয়নের টেংরাখারী গ্রামে ২ দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ ১৩ জন আহত হয়েছে । আজ শুক্রবার বিকেলে টেংরাখালী গ্রামের মধ্যপাড়া ও হাজরাপাড়াবাসীর মধ্যে এ সংঘর্ষ হয় । কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ন ম খায়রুল আনাম জানান , কিছুদিন আগে টেংরাখালী গ্রামের মধ্যপাড়ার ক্যাবল ( ডিশ লাইন ) ব্যবসায়ী মাহফুজ শেখের সাথে ডিশ লাইনের সংযোগ দেয়া নিয়ে হাজরাপাড়া এলাকার কয়েক জনের বিরোধ হয় । আজ শুক্রবার দুপুরে মাহফুজ হাজরাপাড়ায় গেলে ওই বিরোধের জের ধরে কিছু লোক মাফুজকে মারধর করে । খবর পেয়ে বিকেল ৪টার দিকে মাহফুজের ছেলে সুমন শেখের নেতৃত্বে ১৫ / ২০ জন লোক লাঠিসোটা নিয়ে হাজরাপাড়ায় প্রবেশ করে । তখন হাজরাপাড়ার লোকজন একত্রিত হয়ে তাদের উপর হামলা চালায় । এতে উভয় পক্ষে ১৩ জন আহত হয় । আহতদের কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতরা হলো - মধ্যপাড়ার সুমন শেখ ( ২৫ ) , বক্কর শেখ ( ২৬ ) , রিপন শেখ ( ২২ ) , আজিম শেখ ( ২৫ ) এবং নুপু আরা বেগম ( ২৪ ) । হাজরাপাড়ার হাফেজ সিকদার ( ৪০ ) , সজল সিকদার ( ২৫ ) , জাহিদ সিকদার ( ৪০ ) , মিনারা বগম ( ২৫ ) , ইনছান সিকদার ( ৪০ ) , রেবা বেগম ( ৩৪ ) , ছামিরা বেগম ( ৩২ ) এবং হাবিব সিকদার ( ৫২ ) । পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও আবারো সংঘর্ষের আশঙ্কা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এইউ / শাসি / আরআর / ১৮ . ৩০ ঘ . )
@ hafes_alamin , হে আল্লাহ তুমি আমাদের ভাল কাজগুলো কবুল কর । যারা ঈমান আনার পর সত কাজ করে তাদেরকে ক্ষমা কর আমীন ।
সোনার বাংলা রিপোর্ট বাংলাদেশের মাদরাসা শিা নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক মন্তব্য ও কথা বলা হচ্ছে । চলছে দেশে বিদেশে অনেক গবেষণা ও সমীক্ষা । বর্তমান সরকার সমর্থক বুদ্ধিজীবীদের অনেকেই বাংলাদেশের মাদরাসা শিক্ষা নিয়ে অনেক নেতিবাচক ধারণা ও প্রচারণা চালিয়ে যাচ্ছে । আসলে বাংলাদেশের মাদরাসাগুলোতে কি পড়ানো হচ্ছে আর মাদরাসার ছাত্র - ছাত্রীরা কি পড়ছে আর কি করছে তা নিয়ে একটি সরেজমিন প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডনের প্রভাবশালী দৈনিক ' দি গার্ডিয়ান ' পত্রিকা । গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক তাহমিমা আনাম তার প্রতিবেদনে বলেন , ' আমি ঢাকার রহমত আলী মাদরাসায় মৌলবাদের কোনো সূতিকাগার দেখিনি । এর কারণ সম্ভবত এটাই যে , এটা বালিকাদের একটা শিা প্রতিষ্ঠান । এখানে তাদের কোনো রাজনৈতিক বা এমনকি শুধু ধর্মীয় শিাও দেয়া হয় না । তাদের শুধু মানুষ করা হয় । মাদরাসায় আধুনিক জীবনের প্রতি চ্যালেঞ্জ সৃষ্টিকারী ধর্মান্ধ তৈরি করা হয় বলে যে অভিযোগ রয়েছে তারও কোনো প্রমাণ পাওয়া যায়নি । ' অ্যান এডুকেশন : ইনসাইড বাংলাদেশ মাদরাসা ' এ শিরোনামে গত ২১ মে শনিবার ব্রিটেনের দৈনিক গার্ডিয়ান পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে । প্রকাশিত প্রতিবেদনটিতে তিনি বলেন স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের ধর্মীয় পরিচিতি নিয়ে নানা বিতর্ক হয়েছে । ইসলাম কয়েক ' শ বছর যাবৎ প্রধান ধর্ম হিসেবে থাকলেও সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তার ভূমিকা নিয়ে সব সময় প্রশ্ন তোলা হয়েছে । পশ্চিমাদের কাছে বাংলাদেশ ' মডারেট ' দেশ হিসেবে পরিচিতি পেলেও এর মাত্রা বিভিন্ন সময়ে বিভিন্ন হয়েছে । অপরদিকে বাংলাদেশের মাদরাসাগুলোতে অধ্যয়নরত ৬০ লাখ ছাত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় । প্রতিবেদনে বলা হয় , বাংলাদেশে দুই ধরনের মাদরাসা আছে : ব্যক্তিগত দানে পরিচালিত কওমি মাদরাসা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত আলিয়া মাদরাসা । বাংলাদেশে সাড়ে ছয় হাজার কওমি মাদরাসায় ছাত্রসংখ্যা প্রায় ১৫ লাখ । এসব মাদরাসায় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই । আলিয়া মাদরাসার সংখ্যা প্রায় সাত হাজার এবং এগুলোতে ইংরেজি , বাংলা , বিজ্ঞান , গণিতের মতো বিষয়ও পড়ানো হয় । মাদরাসা শিা বোর্ডের অধীনে তারা এম এ পর্যায় পর্যন্ত পড়াশোনা করতে পারে । আলিয়া মাদরাসার শিকরা সেক্যুলার প্রতিষ্ঠানেও শিা গ্রহণ করতে পারে । মানবিক ও সমাজবিজ্ঞানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিকদের ৩২ শতাংশ মাদরাসা শিতি ।
লেখার ভাব ও ছন্দ সাজ ভাল । আরো যত্নশীল হতে হবে ।
পূর্ব থেকে ওৎপেতে থাকা পরাজীত মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন মোল্লা ( হাতি ) ও তার সমর্থক বশর , রনি , রাজু , বেচু মিয়াসহ কামরুলের উপর অতর্কিত হামলা চালায় ।
নাটোর , ১২ জুলাই : নাটোরের বাগতিপাড়ায় পৃথক ঘটনায় পানিতে ডুবে এক শিশু ও অপর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে । এলাকাবাসী জানায় , মঙ্গলবার দুপুরে বাগাতিপাড়ার কসবা মালঞ্চি গ্রামের আসাদুলের ছেলে রিয়াদ ( ৮ ) তার দাদার সাথে বড়াল নদীতে গোসল করতে যায় । এ সময় সে পানিতে . . . বিস্তারিত »
জেনে আশ্বস্ত হলাম বিনয় । আমাদের অনুরোধটুকু রেজা ভাইয়ের কাছে কি কোনভাবে পৌঁছে দেয়া সম্ভব ? এমন জীবন্ত বর্ণনার লেখা সবসময় পড়া হয় না , তাই এ প্রতীক্ষা । অন্য কিছু না ।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে সকালে হরতালের সমর্থনে মানিক মিয়া এভিনিউয়ে জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে মিছিল বের করে বিএনপির সংসদ সদ্যসরা । এতে বাধা দেয় পুলিশ । এক পর্যায়ে পুলিশের সাথে তার ধস্তধস্তি হয় । এতে পুলিশ তাকে রাস্তায় ফেলে লাটিপেটা করে । পুলিশ ফারুকের জামা খুলে পেটায় । লাঠি দিয়ে তার নাক ও মাথা ফাটিয়ে দেয় ।
এখনো খাই নাই তাই জানি না কেমন হয়েছে ।
বিয়ের দু ' মাস না পেরুতেই মাত্র ২০ হাজার টাকার জন্য স্বামী শশুরের নিমর্ম অত্যাচারে প্রাণ হারালো খাদিজা আক্তার ( ১৯ ) । মাদারীপুর সদর উপজেলার লক্ষীগঞ্জ গ্রামে শনিবার রাত ১১টায় শ্বাসরোধ করে হত্যা করা হয় খাদিজাকে ।
শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বাংলা ১২৮৪ সালের ( ১৮৭৭ ইং ) ২ রা বৈশাখে ঢাকা জেলার সাভার উপজেলার উলাইল গ্রামে জন্মগ্রহন করেন । মাতার নাম কুসুমময়ী ও পিতার নাম রমদারঞ্জন মিত্র মজুমদার ।
সকাল ৯টায় বাসা থেকে বের হয়ে ফিরেছি রাত ৯টায় ।
ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও - পঞ্চগড় মহাসড়কের সালন্দর নামক স্থানে পিকআপ ও মাহিন্দ্র ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার সুবল চন্দ্র বর্মন ( ২৯ ) নিহত , আহত হয় প্রায় ১৫ জন । প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায় , গতকাল শুক্রবার সকাল ৯টার সময় ঠাকুরগাঁও - পঞ্চগড় মহাসড়কের সালন্দর নামক স্থানে কাজী ফার্মের মুরগীবাহী পিকআপ ও মাহিন্দ্র ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষে ঘটনাস্থলে মাহিন্দ্র ট্রাক্টরের ড্রাইভার সুবল চন্দ্র বর্মন নিহত হয় । আহত হয় আব্দুল মান্না ( ৩৫ ) , রহিম ( ৩০ ) , আলিউল্লাহ ( ৩২ ) , মোবারক হোসেন ( ২৬ ) , সিরাজুল ইসলাম ( ১৮ ) , রেজেকুল ( ২২ ) , আশরাফুল ( ৩৫ ) , সিরাজুল হক ( ১৮ ) , সফিকুল ইসলাম ( ২১ ) আমজাদ হোসেন ( ৩০ ) , খোকন ( ২৫ ) সহ প্রায় ১৫ জন । তাৎক্ষনিকভাবে তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় । এদের মধ্যে ৪ জনের অবনতি হলে তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় । মহিন্দ্র ট্রাক্টরটি দুমরে মুচরে যায় । এলাকার লোকজন একঘন্টা ধরে রাস্তা অবরোধ করে রাখে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
ট্রেনের পরিচালক , চালক ও যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে , চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ( ওয়ানআপ ) ট্রেনটি রাত চারটার দিকে পাঘাচং স্টেশন অতিক্রম করার সময় কে বা কারা ট্রেনটির তিনটি বগির ভ্যাকুয়াম পাইপ খুলে দেয় । এতে ট্রেনটি থেমে গেলে প্রথমশ্রেণীর কামরায় ডাকাতদল হানা দিয়ে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেয় । ট্রেনের চালক ও পরিচালক ভ্যাকুয়াম পাইপ লাগাতে গেলে ডাকাতরা তাদের ওপর চড়াও হয় । পরে পুলিশ এসে ধাওয়া করলে ডাকাতদল ইটপাটকেল নিক্ষেপ করে । পুলিশ ডাকতদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে ডাকাতরা পালিয়ে যায় ।
টেকটুইটস এ আপনি কি ধরণের টুইটস বেশী দেখতে চান ?
বিএনপি আয়োজিত গণঅনশন বুধবার সকাল ১০টা দশ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বরে শুরু হয় । দুপুর ১২টার দিকে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স চত্বরে আসেন খালেদা জিয়া । এরপর চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী বেলা সাড়ে ১২টার দিকে মিছিল নিয়ে অনশন স্থলে প্রবেশ করেন ।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপ - রাজারামপুর গ্রামে সমিরুদ্দীন ( ৬২ ) নামের একব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে । শনিবার সকালে তার লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ । সে শহরের উপ - রাজারামপুর গ্রামের গফুর উদ্দীনের ছেলে । সদর থানার উপ পরিদর্শক মাহবুবুর রহমান জানান , শুক্রবার রাতে সমির
@ জুলিয়ান সিদ্দিকী , ধন্যবাদ । পচা ফুল কিন্তু খারাপ জিনিস না । বুঝতে পারছি আপনার মনমেজাজ কোন কারণে খারাপ , নাহলে মাইনাস দেয়ার এত আগ্রহ থাকতনা । তিক্ত সত্য ।
@ বেলের কাঁটা • • , তার পরেও এক্কবারে যে নাই তা নয় ! আমরা সব সাহেব হয়ে গেছি কিনা , তাই সেভাবে চোখে ধরে না !
তির্যক বলেছেন : এখানেই বইলা ফেলন না । তারা অপমান হজম করার কোর্স এবং হজমি খায় ।
আঞ্চলিক ভাবে প্রকাশিত সংবাদপত্র ও সাময়িকী মাসিক ভাটির দর্পন ।
কুমিল্লাকে সিটি করপোরেশন ঘোষণার ১৮০ দিনের মধ্যেই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও তিনি ওইসময় জানান ।
বরগুনা , ১২ জুলাই : বরগুনার আমতলী উপজেলায় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ছয়জন পুলিশ আহত হওয়ার ঘটনায় প্রায় পাঁচ শতাধিক লোকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ । গত দু ' দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সরকারি কাজে বাধা , পুলিশ মারধরের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে । . . . বিস্তারিত »
জামালুদ্দিন হাওলাদার , লামা : : পিতার মৃত্যুর তিন বছর পর জন্ম নিয়েছে তার ঔরসজাত এক কন্যা সন্তান । লামার পার্শ্ববর্তী চকরিয়া হাসপাতাল পাড়ার মরহুম মৌলভী মোহাম্মদ হোছাইনের মেয়ে নাছরিন সিদ্দিকা হিরার জন্ম নিবন্ধন সনদে এমন তথ্য উল্লেখ করেছেন চকরিয়া পৌর কর্তৃপক্ষ । . . . . বিস্তারিত
রাজশাহী , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী বিধবা নারী মরিয়ম মুরমুকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার আদিবাসী সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা ও জাতীয় আদিবাসী পরিষদ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে । তবে এ কর্মসূচি সোমবার করার কথা থাকলেও হরতালের কারণে তা বাতিল করা হয় । এদিকে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা মিশনপাড়া এলাকা থেকে বিশ্বনাথ ( ৫০ ) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় । তিনি হত্যাকাণ্ডের শিকার মরিয়ম মুরমু ' র ভাসুর বলে জানা গেছে । পুলিশ জানায় , মামলার এজাহারে সন্দেহভাজন হিসেবে তার নাম অন্তর্ভুক্ত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে । আদালতে ৫ দিনের রিমান্ড চেয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয় । রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হতে পারে । প্রসঙ্গত , শনিবার দিবাগত রাতে জেলার গোদাগাড়ী উপজেলার শিমুল গ্রামে বাড়ি থেকে তুলে এনে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় চল্লিশশোর্ধ্ব আদিবাসী নারী মরিয়ম মুরমুকে । শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি ঘাতকের দল । তার লাশ বিবস্ত্র অবস্থায় বরই গাছের সঙ্গে বেঁধে রাখা হয় । রোববার সকালে গোদাগাড়ী থানা পুলিশ গাছে বেঁধে রাখা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় । এ ঘটনায় নিহতের পুত্র উইলিয়াম মুরমু বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেছেন । ( শীর্ষ নিউজ ডটকম / এমআর / সস / ০০ . ৪১ঘ . )
মন যেতে চায় হারিয়ে কোথাও নায় দুরে বহুদুরে যেথায় রবে একঝাক শংখচিল যেথায় রবে শালিকের মিল আমার হারিয়ে যাবার কথা নয় কারন তো আমি নই আমি একজন হারানো মাঝি খুজে ফিরি আমার ঠিকানা . . .
মুন্নি বদনাম হইতেসে এটা নিয়ে ইদানিং এটা নিয়ে বেশ তোলপাড় । যেসব মেয়েদের নাম মুন্নি তারা সবাই সালমান খান এর দাবাং সিনেমার একটা গান দিয়েই বদনাম হয়ে গেছে । তবে সব থেকে মজার ব্যাপার হল এই গানটার বিরুদ্ধে মুন্নিদের কোন আপত্তি না থাকলেও ঝান্ডুবাম ওয়ালাদের নাকি বিরাট আপত্তি । মুন্নিরা ঝান্ডু বাম হয়ে যাবে এটাতে ঝান্ডুবাম ওয়ালাদের বেশ আঁতে ঘা লাগসে । ঝান্ডুবাম একটা জনপ্রিয় বাম কোম্পানি । এদের কাজ হল মানুষের মাথা ব্যাথা কমানো । তা মুন্নির হাতের পরশে যার আবার গাল গোলাপি , চোখে মাদকতা , হাটা চলা রাজা বাদশাদের মত সে যদি হেটে যায় তাহলে সবার মাথা ব্যাথা নাকি এমনিতেই কমে যায় । যাই হোক আমার একটা স্বভাব হইল সব হিন্দি গান বাংলা গান পাইলেই সেটাকে ইংলিশ করে ফেলা । মুন্নি বদনাম হুয়ি , ডারলিং তেরে লিয়ে , মুন্নি কি লাল গোলাপী , নেইন শারাবী , চাল নোয়াবী রে , লে ঝান্ডু বাম হুয়ি ডারলিং তেরে লিয়ে এইটারেও আমি ইংলিশ বানায় ফালাইসি … … …
কত অজানারে ! কপি লুবাক , পৃথিবীর সবচাইতে দামী কফি , খাওয়ার পরে দাঁত ব্রাশ করতে ভুইলেন না যেন ! ! ! > > হোরাস্
যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের আদালতে এর আগে কোকো দোষী সাব্যস্ত হয়েছিলো । শেইম ।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দ বাড়ি এলাকায় একটি ভবনের ছাদে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুত্স্পৃষ্ট হয়ে রুমা আকতার ( ১৪ ) নামের এক গৃহপরিচারিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে । গতকাল সকাল ৯টায় এই দুর্ঘটনাটি ঘটে । পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে । এ ব্যাপারে থানায় মামলা হয়েছে । তবে এলাকাবাসী এই মুত্যুকে রহস্যজনক বলে মন্তব্য করছেন ।
ডেন্টিস্ট দাঁত দেখে বললেন - ' আপনার দাঁতের যে অবস্থা , তাতে মোট খরচ পড়বে পাঁচ হাজার পাউন্ড । ' ' কী বলছেন ? এ টাকায় তো একটা পুরোনো জাহাজ কিনে ফেলা যাবে ! ' ' হ্যাঁ , আমার বেশ কয়েকটি জাহাজ আছে । '
গাজীপুর , ১২ জুলাই : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদকরণ পাইলট প্রকল্পের কাজ । মঙ্গলবার সকালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা দান প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আখতারোজ্জামান সিদ্দিকী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে পাইলট প্রকল্পের উদ্বোধন করেন । উদ্বোধনী . . . বিস্তারিত »
ঠাকুরগাঁও প্রতিনিধি : : ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আলম ( ২৪ ) নামে এক ব্যক্তি নিহত হয়েছে । গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা ঠাকুরগাঁও - দিনাজপুর মহাসড়কের খোঁচাবাড়ি নামক এলাকায় একটি পাওয়ার ট্রলি ও বাইসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয় । সংঘর্ষে সাইকেল আরোহি আলম ( ২৪ ) গুরুত্বর আহত হয় । . . . . বিস্তারিত
বাংলা হ্যাকস ব্লগকে ভালোবাসুন , বন্ধু হোন । ইমেইলে সাবস্ক্রাইব করুন ।
সিলেট অফিস : ইন্টারনেটে প্রেম করে বিয়ে করেছিলেন দুই দেশের দুই বাসিন্দা কাওসার আহমদ ও সারন ভেলাস টু ভালদ্বেজ । পরিচয় হয়েছিল ইন্টারনেটের সামাজিক নেটওয়ার্ক ফেইসবুকে । সেখান থেকেই একে অন্যকে জানাশোনা । কাওছার ( ৩০ ) বাংলাদেশী । আর সারন ( ২৪ ) ফিলিপাইনের । পরিচয় হয়েছিল প্রায় দুই বছর আগে । ২০০৯ সালের মাঝামাঝি সময়ে । তখন কাওছার থাকেন সৌদি আরবে । সিলেটের মৌলভী বাজারের কুলাউড়া উপজেলা বনগাও গ্রামে তার বাড়ি । পরিচয়ের পর এক পর্যায়ে সারণের সঙ্গে প্রেম হয় তার । দু ' বছর প্রেম করার পর তারা সিদ্ধান্ত নেন একে অন্যকে বিয়ে করার । কথা হয় সারণ ধর্মান্তরিত হবেন ।
আগামিকাল বুধবার দ্বিতীয় সেমিফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান - ভারতের মধ্যকার বিজয়ী দলের সাথে ফাইনালে মুখোমুখি হবে বিশ্বকাপের গত আসরের রানার্স আপ দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা ।
কোহেল , লালপুর ( নাটোর ) থেকেঃ নাটোরের লালপুর উপজেলায় শনিবার ( ৪ জুন ) ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । আড়বাব ইউনিয়নের বড়বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করে সীল মারার ঘটনা ও কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ।
ঢাকা , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : হরতালে পুলিশের হামলায় গুরুতর আহত বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে উন্নত চিকিৎসার জন্য নিউইয়র্ক নেয়া হচ্ছে । আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল ( রা . ) বিমান বন্দর থেকে আমিরাত এয়ার লাইন্সের একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন । জয়নুল আবদিন ফারুকের মেয়ে তামান্না ফারুক ইমা শীর্ষ নিউজ ডটকমকে এ কথা জানিয়েছেন । উল্লেখ্য , গত ৬ জুলাই হরতাল চলাকালে মানিক মিয়া এভিনিউতে মিছিল করার সময় পুলিশের হামলায় বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক গুরুতর আহত হন । পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় । এদিকে ওই হামলার ঘটনার পর পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করে । মামলার প্রেক্ষিতে মঙ্গলবার তিনি হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করেন । শুনানি শেষে আদালত তাকে ৩ মাসের জামিন দেন । ( শীর্ষ নিউজ ডটকম / এমআই / এসএস / এআই / ১১ . ৩৭ঘ )
- কি আমি পনের টাকা দিমু মানে , আমি গাড়িও দিমু আবার তেল খরচও দিমু , না এইসব হবে না ।
সিরাজগঞ্জ , ২৫ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বদিউজ্জামান বদি ( ৫০ ) নামে এক কৃষককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুবৃত্তরা । তিনি এবারের ইউপি নির্বাচনে সদস্য পদে পরাজিত হন । তার বাড়ি উপজেলার . . . . বিস্তারিত পড়ুন »
এলাকায় শোকের ছায়া নেমে আসে । মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ৫ ছেলে ও ২ মেয়ে বহু নাতী - নাতনি ও আত্মীয়স্বজন রেখে যান । তাঁর ছেলেরা সবাই শিক্ষিত , সমাজে সূপরিচিত ও প্রতিষ্ঠিত । বিগত মঙ্গলবার ৭ই জুন রামু অফিসেরচর পোষ্ট অফিসের মাঠে সকাল ১১ টায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয় । তাঁর নামাজে জানাজায় বিপুল মানুষের সমাবেশ ঘটে । রামু উপজেলার চেয়ারম্যান , বিভিন্ন ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যানবৃন্দ , বহু মাদ্রাসার আলেম - উলেমা , এবং এলাকার অসংখ্য গন্যমান্য ব্যক্তি জানাযায় শরীক হন । জানাজার প্রারম্ভে তাঁর শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারই আত্মীয় বড় ভাই জনাব মোহাম্মদ আবদুল হক সাহেব ( প্রকাশ হক সাহেব ) । তিনি তাঁর সংক্ষিত বক্তব্য মরহুম নাছির মোহাম্মদ সিকদারের বিদেহী আত্মার প্রতি সবাইর দোয়া ও মাগফেরা কামনা করেন । উপস্থিত জনতা সবাই তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন মরহুমের বড় ছেলে নুরুল আমিন ব্যথিত কন্ঠে সকলের কাছে তার মরহুম পিতার জন্য দোয়া কামনা করে তার পিতার আচার - আচারন ও চরিত্র সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন । জানাজায় ঈমামতী করেন তারই আত্মীয় ভাই পুত্র মৌলানা ওবাইদুল্লাহ । রামু জাতীয় পার্টি শোক তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন শোক সংপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি করেন রামু উপজেলা জাতীয় পার্টির সভাপতি জনাব মোহাম্মদ আবদুল হক ( প্রঃ হক সাহেব ) । সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফেরা কামনা করেন ।
নিজস্ব সংবাদদাতা , হাটহাজারী : উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পরান তালুকদার বাড়ীর প্রবাসী মোহাম্মদ আবছারের স্ত্রী রীনা আক্তারের ( ২১ ) রহস্যজনক মৃত্যু হয়েছে । গত সোমবার ( ৪ জুলাই ) এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে । সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গতকাল মঙ্গলবার ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করেছে । পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় , গত সোমবার রীনা আক্তারের শ্বশুর বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান ছিল ।
যাকাত বিষয়ে বিস্তারিত ( যাকাত কি , যাকাতের হুকুম শর্ত , কোন সম্পদে যাকাত কতো এবং আরও কিছু ) জানতে নিচের লিংক থেকে ঘুরে আসুন , আশাকরি সকলের কাজে লাগবে । http : / / www . zakatguide . org / bangla / index . html
বঙ্গদেশের কোন জমীদারের বাড়ী পুণ্যাহের উৎসব উপলক্ষে নাচ গান হইতেছিল । নর্ত্তকীরা বাহিরে যেখানে বিরাট শামিয়ানার নীচে নাচিতেছিল , সে স্থানটা বাড়ীর দেউড়ীর কামরা হইতে দেখা যাইত । কিন্তু বাড়ীর কোনও বিবি সে দেউড়ীর ঘরে যান নাই । নৃত্য দর্শন ও সঙ্গীত শ্রবণের সৌভাগ্য লইয়া বিবিরা ধরাধামে আসেন নাই ।
মাষ্টার মনজুর নির্যাতনকারী এমপি বদির গ্রেফতার দাবীতে ৩ স্থানে বিক্ষোভ : মানববন্ধন রবিবার
কক্সবাজার , ১১ জুলাই : কক্সবাজারে নির্বাচনোত্তর সহিংসতায় একজন নিহত হয়েছেন । এসময় আহত হন আরো তিনজন । রোববার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে । আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় ।
মিরসরাই , ২৭ জুন : চট্টগ্রামের মিরসরাইয়ে বাস - ট্রাক - লরির ত্রিমুখী সংঘর্ষে এস আলম পরিবহনের একটি ভলভো বাসের চালক নিহত হয়েছেন । আহত হয়েছেন ছয়জন । দুর্ঘটনায় ট্রাকের ওপরে থাকা চারটি গরুও মারা যায় । সোমবার সকালে মহাসড়কের মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতের চালকের নাম মোহাম্মদ ইলিয়াছ । . . . . বিস্তারিত »
এবার ফিরিয়া আসিয়া তাহার সমস্ত প্রাণের যত্ন দিয়া শিশুটিকে মানুষ করিতে সে কৃতসংকল্প হইল । কিন্তু , এই শিশু সম্বন্ধে কিরণ তাহার প্রতি বিশ্বাস হারাইয়াছে । ইহার প্রতি তাহার স্বামীর বিরাগ সে প্রথম হইতেই লক্ষ করিয়াছে । স্বামীর সম্বন্ধে কিরণের মনে কেমন একটা ধারণা হইয়া গেছে যে , অপর সাধারণের পক্ষে যাহা স্বাভাবিক তাহার স্বামীর পক্ষে ঠিক তাহার উল্টা । তাহাদের বংশের এই তো একমাত্র কুলপ্রদীপ , ইহার মূল্য যে কী তাহা আর - সকলেই বোঝে , নিশ্চয় সেইজন্যই তাহার স্বামী তাহা বোঝে না । কিরণের মনে সর্বদাই ভয় , পাছে বনোয়ারির বিদ্বেষদৃষ্টি ছেলেটির অমঙ্গল ঘটায় । তাহার দেবর বাঁচিয়া নাই , কিরণের সন্তানসম্ভাবনা আছে বলিয়া কেহই আশা করে না , অতএব এই শিশুটিকে কোনোমতে সকল প্রকার অকল্যাণ হইতে বাঁচাইয়া রাখিতে পারিলে তবে রক্ষা । এইরূপে বংশীর ছেলেটিকে যত্ন করিবার পথ বনোয়ারির পক্ষে বেশ স্বাভাবিক হইল না ।
মহীউদ্দীন আহমদ কর্তৃক জাতীয় মুদ্রণ ১০৯ , ঋষিকেশ দাস রোড , ঢাকা - ১১০০ হতে মুদ্রিত ও ১৫ বাংলাবাজার , ঢাকা - ১১০০ হতে প্রকাশিত । যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড , বড় মগবাজার , ঢাকা - ১২১৭ । ফোনঃ ৮৮ ০২ ৮৩১৯০৬৫ , বার্তা - ৮৮ ০১৬৭০৮১৩২৭৬ , সার্কুলেশন - ৮৮ ০১৫৫২৩৯৮১৯০ , বিজ্ঞাপন - ৮৮ ০১১৯৯০৯০০৮৫ , ফ্যাক্সঃ ৮৮ ০২ ৮৩১৫৫৭১ , ওয়েবসাইটঃ www . weeklysonarbangla . net , ইমেইলঃ weeklysonarbangla @ yahoo . com
হামমমম , আসলে অনেক দিন যাবত ব্লগ লেখা হয়না । তোমাকে ব্লগে পেয়ে ভাল লাগলো । ধন্যবাদ ।
পান্তা ইলিশ খেতে গিয়ে গলায় ইলিশের কাটা আটকিয়ে মহা বিপদে আছি , গরু খোঁজার মত করে - বিড়াল খুঁজতে খুঁজতে দিন শেষ ! !
নিয়মঃ প্রতি রকাতে আল হামদুলিল্লাহ ( সূরা ফাতিহা ) পড়ার পর , ১ বার আয়াতুল কুরসী এবং তিন বার ক্বুলহু আল্লাহ শরীফ ( সূরা এখলাছ ) ।
¤ বরিশাইল্লা পোলা ¤ নভেম্বর ২৮ , ২০১০ @ ৮ : ০৩ পুর্বাহ্ন
আড়াইহাজার উপজেলার তিনটি ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ । ফতেহপুর ইউনিয়নের বিএনপি সমর্থিত প্রার্থী আব্বাসউদ্দিন , ব্রাহ্মন্দী ইউনিয়নের বিএনপি সমর্থিত প্রার্থী সামসুল ইসলাম ভুইয়া এবং সাতগ্রাম ইউনিয়নের বিএনপি সমর্থিত প্রার্থী আ . মান্নান মোল্লার পক্ষে তিনি দিনব্যাপী গণসংযোগ করেন । এ সময় তার সঙ্গে ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু , জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল , আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল আহম্মদ জুয়েল , বিএনপি নেতা আবু লায়েছ , আবদু মিয়া , আজহারুল ইসলাম লাভলু , ছাত্রদল নেতা মাহমুদুল্লাহ , রফিকুল ইসলাম , নুরুল আমিন প্রমুখ । গণসংযোগকালে বিএনপির এ জনপ্রিয় নেতা এলাকাবাসীকে বিএনপি মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জনসেবায় সুযোগ করে দেয়ার আহ্বান জানান ।
( লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে )
সিলেট ২০ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : সিলেটে আন্তঃজেলা স্বর্ণচোর চক্রের নয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ । আজ সোমবার ভোররাতে নগরীর শাহী ঈদগার নয়ন জুয়েলার্সে চুরি করে পালানোর সময় নাইওরপুর এলাকা থেকে তাদেরকে . . . . বিস্তারিত পড়ুন »
ম্যারিনা নাসরিন সীমা এবং মিজানুর রহমান তুহিন পছন্দ করেছেন ।
ফোরামে একখানা বিবাহ বিভাগ ( ম্যারেজ ব্যুরো ) খোলার জোর দাবি আছে । বুঝেনতো এই জিনিসের গুরুত্ব কতখানি । ব্রাশুদা এই বিভাগেরও দায়িত্ব নিতে রাজী ছিলেন ( স্বাক্ষী ফ্রি ) । কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ; এখন ফোরামে উনার ছায়া পর্যন্ত দেখা যায়না । আহারে , এখন দাঁত মাঞ্জনের ব্রাশ দেখলে উনার কথা মুনে লয় যাহোক , অস্থায়ী ভাবে ব্রাশ ভাইয়ের জায়গায় রাশ ভাইকে দায়িত্বখানা দিয়া দেন । আর যত তাড়াতাড়ি পারেন ব্রাশ ভাইরে ফিরাইয়া আনেন ।
জামালপুর , ১২ জুলাই : জামালপুরের সরিষাবাড়ি উপজেলার রঘুনাথপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু - পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছে । বিস্তারিত আসছে … . বার্তা২৪ ডটনেট / এটি . . . বিস্তারিত »
কৃষক হাবিবুর রহমান তার কৃষি অভিজ্ঞতা থেকে জানান , ' এক ফসলে সার নিয়া যায় , অন্য ফসলে সার দিয়া যায় । জমিতে পর পর ধান চাষ করলে মাটির উর্বরতা থাকে না । আর অন্য ফসল যদি বুনি তকন ওই ফসল সার দিয়া যায় । যেমন প্রথমে আমরা ধান বুনলাম , তারপর পাট বুনলাম । আবার আমন ধানে সার দেয়া লাগে না । আউসের পর আমন বুনলাম । আউসে যে নাড়া রইল ওইটা আমনের সার । যেখানে সার লাগে সেখানে জৈব সার দিলাম । এহনকার দিনের মুলা খাইয়া দেখছেন ? বাজারে সব মৌসুমে মুলা পাওয়া যায় । কিন্তু সেই মুলা খাইলে লাগে কলাগাছের খোলের স্বাদের মত । এহন আমরা পিয়াজ বুনি না , রসুন বুনি না । দেখুন ইরি ক্ষেতে মশুরি বুনলে হবে না , বুট বুনলেও হবে না । আমরা এহন দেশী বুট খেতে পারি না । খাই ইনডিয়ান বুট , ডাল । তার স্বাদ লাগে না । '
রোবরার ১২টি ইসলামী দলের ডাকা হরতালের প্রথমদিন উপজেলার ভেলুপাড়া নামকস্থানে সড়কে ব্যারিকেড দিয়ে মিছিল করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এবং লাঠির্চাজ করে ।
By কামরুন্নাহার শাম্পা চট্টগ্রাম দেখা হয়েছে : ০ বার সুশাসন
স্বাধীনতার ঘোষণাপত্রের ৩৮তম বার্ষিকীঃ স্বাধীনতার ঘোষণাপত্র অস্বীকার করা রাষ্ট্রদ্রোহীতা
জয়পুরহাট জেলার উত্তরে রয়েছে গাইবান্ধা জেলা , দিনাজপুর জেলা এবং ভারত সীমান্ত , দক্ষিণে রয়েছে বগুড়া জেলা ও নওগাঁ জেলা , পূর্বে বগুড়া ও গাইবান্ধা জেলা , এবং পশ্চিমে নওগাঁ জেলা ও ভারত সীমান্ত । জেলাটির মোট এলাকার পরিমাণ ৯৬৫ . ৮৮ বর্গ কিলোমিটার
ইলিশ আহরণ মৌসুমের আড়াই মাস অতিবাহিত হলেও ইলিশ ধরা না পড়ায় কর্মহীন হয়ে পড়েছেন জেলে , আড়তদার , দাদন ব্যবসায়ী ও মৎস্যজীবী শ্রমিকরা । এতে করে দাদন শোধ ও জীবন ধারণের চিন্তায় জেলার প্রায় ২৫ হাজার জেলে দিশেহারা হয়ে পড়েছেন । সরেজমিন রামগতি উপজেলার আসলপাড়া , সেবাগ্রাম ও রামগতিরহাট মাছঘাট ও কমলনগর উপজেলার লুধুয়া , কটোরিয়া , তালতলি , বাতিরখাল ও মতিরহাট মাছঘাট ঘুরে দেখা যায় , মৌসুমের আড়াই মাস অতিবাহিত হলেও নদীতে ইলিশ ধরা না পড়ায় জেলেসহ এর সাথে জড়িত সবার জীবন - জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে । সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায় , সাধারণত বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত সময়কে ইলিশের মৌসুম হিসেবে মনে করা হয় । আর আষাঢ় ও শ্রাবন এ দুই মাস হচ্ছে ইলিশের ভরা মৌসুম । এ সময় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কথা । কিন্তু এ ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের দেখা মিলছে না । চলছে চরম আকাল । ইলিশের এ আকালে মৎস্য শিকারি জেলেসহ আড়তদার , দাদন ব্যবসায়ী ও মৎস্যজীবী শ্রমিকরা অলস দিন কাটিয়ে হতাশা গ্রস্ত হয়ে পড়েছেন । কমলনগর উপজেলার মতিরহাট মাছ ঘাটের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান , এ ঘাটে গত ইলিশ মৌসুমে দৈনিক গড়ে ছয় থেকে সাত লাখ টাকার মাছ কেনা - বেঁচা হতো । কিন্তু এখন ৩০ হাজার টাকাও হয় না । বাতিরখাল মাছঘাটের জেলে ইসমাইল ( ৪৮ ) বলেন , অনেক আশা নিয়া মাজনের ( মহাজন ) কাছ থেকে ২৫ হাজার টেয়া ( টাকা ) দাদন লইয়া ( নিয়ে ) নদীতে নামছি । কিন্তু এহন নদীতে মাছই পড়ে না । মাজনের টাহা দিমু কেন্নে ( কিভাবে ) আর পোলাপানগরে ( ছেলেমেয়ে ) নিয়া বাঁচুম কেন্নে হেই ( সেই ) চিন্তায় মরি । রামগতি উপজেলার আসলপাড়া মাছঘাট এলাকার প্রবীণ জেলে মজিবল হক ( ৬১ ) জানান , মেঘনায় গত চার - পাঁচ বছর ধরে ভরা মৌসুমে এবারের মতো এত কম মাছ ধরা পড়েনি । এদিকে নদীতে মাছ না পড়ায় মেঘনা তীরবর্তী মাছঘাট গুলোতে মৎস্য ব্যবসায়ী ও জেলেদের সমাগম অনেক কমে গেছে । বড় রকমের লোকসান গুনছেন বরফ কলের মালিকরাও । হোটেল - রেস্টুরেন্ট , তেল ও সুতা ব্যবসায়ীদের দোকানপাটে আমদানিও অনেক কমে গেছে বলে জানান অনেকে ।
তিনি বলেন , " আদালত দ্রুত শুনানির তারিখ নির্ধারণ করায় স্বাভাবিকভাবেই গতিশীল মনে হচ্ছে ট্রাইব্যুনালকে । "
বারটার দিকে ইথারের স্কুল ছুটি হয় । প্রতিদিন ইথারের মা জাহানারা রহমান গাড়িতে করে ওকে নিতে আসেন । আজকেও এসেছেন । ইথার গাড়িতে উঠেই বায়না ধরে , - আম্মু আইসক্রিম খাব । - না । - তাহলে চকলেট । - না । - ধুর । তুমি কিছুই কিনে দাওনা । বাবা প্রতিদিন কতকিছু কিনে দেয় । - হুম । ওই খেয়েই তো দাঁতে পোকা লাগিয়েছিস । প্রত্যেকটা দাঁত ডাক্তারের কাছে তুলে আনতে হয় । খবরদার চকলেটের নাম করবি না আমার সামনে । - আচ্ছা চকলেট খাব না । আইসক্রিম দাও । - ওটাও হবে না । ডাক্তার আইসক্রিম খেতে বারন করেছে । তোর বাপ যেমন পচা । একটু ঠান্ডাতেই সর্দি লাগে । তোরও একই অবস্থা । যেমন বাপ তেমন তার বেটা । - আমি আব্বুকে বলে দিব । - দিস । তোর বাপকে আমি ভয় পাই নাকি ? - পাওনা আবার । ইথার ফোকলা দাঁতে হাসতে থাকে । ইথারের আম্মু চোখ পাকিয়ে ইথারের দিকে তাকিয়ে হেসে ফেলেন । কিছুক্ষন পর ইথারের কনার কথা মনে পড়ে । আম্মুকে জিজ্ঞেস করবে ভাবে । - আচ্ছা আম্মু একুশে ফেব্রুয়ারীতে কি হয়েছিল ? - কেন রে ? - এমনি । বলই না … জাহানারা রহমান ছেলের মাথায় হাত রাখেন । বলেন , - আমাদের ভাষা বাংলা । কিন্তু ১৯৫২ সালে পাকিস্তানিরা জোর করে উর্দুকে রাষ্ট্রভাষা বলে ঘোষনা করে । আমাদের দেশের মানুষ তা মেনে নেইনি । একুশে ফেব্রুয়ারিতে এর প্রতিবাদ জানাতে গিয়ে সালাম , রফিক , জব্বার সহ আরো অনেকে শহীদ হোন । তারপর থেকে এইদিনটি আমরা ভাষা দিবস হিসেবে পালন করে আসছি । ইথার চুপ থাকে কিছুক্ষন । তারপরে বলে , - পাকিস্তানিরা খুব পচা ছিল । তাইনা আম্মু ? - হুম । - আচ্ছা আম্মু , আব্বু কি ওখানে গিয়েছিল ? জাহানারা রহমানের কিছুক্ষন লাগে ব্যাপারটি বুঝতে । বুঝার পর হাসতে থাকেন । বলেন , - ধুর বোকা ছেলে । তখন কি আর আমাদের জন্ম হয়েছে নাকি ? আমি আর তোর আব্বু মুক্তিযুদ্ধই তো দেখিনি । আর ১৯৫২ সাল তো দূরের কথা । ইথার অবাক হয় । জিজ্ঞেস করে , - তাহলে কিভাবে জান তুমি ? - তুই যেভাবে জানলি । - তারমানে নানাভাই বলেছে তোমাকে ? - হুম । তবে বই পড়েও জেনেছি । - আমিও পড়ব । - হ্যাঁ পড়িস । - কিন্তু ওগুলো তো বাংলায় লেখা । আমি তো বাংলা ঠিকমত পড়তে পারি না । এ কথায় জাহানারা রহমান একটু অবাক হোন । ভাবেন , ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ানো কি ঠিক হচ্ছে ? নিজের ভাষাতেই পড়তে পারে না । জোর করে চিন্তাটা মাথা থেকে বের করে দেন ।
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত ( আইসিসি ) । মানবতার বিরদ্ধে অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে আজ তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় । মধ্য ফেব্রুয়ারিতে গাদ্দাফির শাসনাবসানের দাবিতে লিবিয়ায় বিক্ষোভ শুরু হলে তাতে হামলা চালিয়ে বেসামরিক মানুষ হতাহতের নির্দেশ দেওযার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে । একই অভিযোগে গাদ্দাফির ছেলে সাইফ আল - ইসলাম ও লিবিয়ার গোয়েন্দা প্রধান আব্দুল্লাহ আল - সানুসির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি । গাদ্দাফি ১৯৬৯ সাল থেকে লিবিয়ার ক্ষমতায় আছেন । তিনি দ্বিতীয় ব্যক্তি রাষ্ট্রপ্রধান থাকাকালীন সময়ে আন্তর্জাতিক অপরাধ আদালত যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল । এর আগে কোন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আইসিসি প্রথমবারের মত ২০০৯ সালের মার্চে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল । দারফুরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় । গার্ডিয়ান / এপি
বিস্তারিত : ব্লগার মোঃ আরিফ রায়হান মাহি এর পোস্ট " আর একবার গর্জে উঠেছি । শাহবাগ থানার সামনে ব্লগারদের মানববন্ধন কর্মসূচি পালিত । ( ছবি সহ লাইভ আপডেট ) "
প্রিয় ফোরামিক ভাই ও বোনেরা , আসসালামু আলাইকুম , আমি আপনাদের যাদের ব্লগ / ওয়েব সাইট আছে তাদের সাথে সাইটের লিন্ক শেয়ার করতে চাই । যেমন আপনার ব্লগ / ওয়েবসাইটের হোমপেজ এ আমার ওয়েবসাইটের লিন্ক রাখলেন বিণিময়ে আমিও আপনার সাইটের লিন্ক আমার সাইটের হোমপেজ এ রাখলাম , আশাকরি আমার বক্তব্যটি বুঝাতে পেরেছি । যারা আমার এ প্রস্তাবে রাজী আছেন আশাকরি টপিকে পোষ্ট করে জানান দিবেন । ধন্যবাদান্তে ইলিয়াস
প্রসঙ্গত : জিঞ্জিরায় ফ্লাক্স থেকে মোবাইল কারখানা । জিঞ্জিরার কথিত ইঞ্জিনিয়ারদের মূল্যায়ন করলে বাংলাদেশও বিশ্বের অনন্য শিল্পোন্নত দেশে পরিণত ও পরিচালিত হতে পারে । : দিগ্বিজয়ী
নেদারল্যান্ডস : পিটার বোরেন ( অধিনায়ক ) , ওয়েসলি বারেসি , মুদাসসর বুখারি , আতসে বুরমান , টম কুপার , টম ডি গ্রোথ , আলেক্সি কারভেজি , ব্র্যাডলি ক্রুগার , বার্নার্ড লুটস , আদীল রাজা , পিটার সিলার , এরিক সোয়াজিনিস্কি , রায়ান টেস ডয়েশ্চে , বারেন্ড ওয়েস্টডিজক ও বাস জুইডেরেন্ট ।
এবার ছেড়ে দেয়া হচ্ছে পেশাদার ডাকাত সহ দাগী আসামীদের ।
রাজউক প্রতিনিধি দলের লস এঞ্জেলেস সফর 23 অক্টোবর 2010
বলে রাখা ভালো , এই মোড়টা তথা বিল্ডিংটার সামনের পথটা বেশ বিপদজনক । সবসময় এই মোড়ে রাতে চৌকিদারদের দেখা যায় ঘুরাফিরা করছে । তাছাড়া ফলের বাগানটা স্যারদের বিল্ডিংটার ১৫ মিটার পিছনে । যেহেতু আমি কিঞ্চিৎ ভীতু প্রকৃতির ছিলাম , আমি এই প্ল্যানের তীব্র প্রতিবাদ জানালাম । কিন্তু ৩৬ তম ব্যাচ হলো ভিটামিনপ্রেমী ব্যাচ কিনা ! ! ফলের গন্ধ পেলেই হলো … কে শোনে কার কথা ? আমাকে উড়িয়ে দিয়ে অভিযানের নকশা তৈরি হলো । এখানেও সেই দিগ্বিজয়ী সান যাবে চুরির কাজে । ও কাসিম হাউসের হলেও এই অপারেশনে ওর সাহায্যকারী আর সবাই ছিল তারিক হাউসের । রাতে সম্পূর্ণ কালো পোষাকে গেল ওরা । আমার রুমমেট গেল , আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম । কিছুক্ষণ পর দেখলাম সান ও তার সহযোগীরা দ্রুতপায়ে ছুটে এলো রুমের দিকে । হাতে তিনটা জাম্বুরা । শুনলাম ওরা দৌড়ে কাসিম হাউসে গিয়ে তারিক হাউসে ঢুকেছে গার্ডকে ধোঁকা দিয়ে । আরো মজার কথা শুনলাম ওদের মুখে ।
অপরূদ্ধ / ফোরকান , খুলনাঃ শিশু অধিকার রায় জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে গতকাল দিনব্যাপী খুলনা সার্কিট হাউজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মতবিনিময় সভার সমাপনীতে প্রধান অতিথির বক্তৃতায় বলেন , শিশুরা যখন তার পরিবার থেকে অধিকার বঞ্চিত হয় তখন নানা অপরাধে জড়িয়ে পড়ে ।
নিহতের চালকের নাম মোহাম্মদ ইলিয়াছ । তিনি ফটিকছড়ির বড়ছিলিনিয়ার হারিনা দীঘি গ্রামের রুহুল আমিনের ছেলে ।
আম্মো ডরাইছি আমারে নিয়া কি সন্দেহ ? ঈমানে কই , আমার চোখের পাওয়ার অনেক ভালা দুরের জিনিষ দেখতে পাই
গত বুধবার ও বৃহস্পতিবার বন্দরের সিসিটি ইয়ার্ডে রাখা এসব চালানের কায়িক পরীক্ষার পর দেখা যায় , আমদানিকারক ঘোষণা মোতাবেক যে পরিমাণ পণ্য আমদানি করেছেন তার চেয়ে ঘোষণা বহির্ভূত অন্য পণ্য আমদানি করেছেন বেশি । মিথ্যা ঘোষণার মাধ্যমে আমদানিকারক এই চালানে প্রায় অর্ধ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়ার অপচেষ্টা চালিয়েছিলেন । সূত্র জানায় , বলাকা ট্রেডিং ৩টি কনটেইনারে করে চীন থেকে ৫ টি আইটেম নিয়ে আসে । এর মধ্যে ৯১৬ কেজি লোহার কব্জা ( দরজা জানালায় ব্যবহৃত ) ঘোষণা দিয়ে আমদানিকারক ৪৭ হাজার ৯০৮ কেজি কব্জা আমদানি করে । যা ঘোষণার চেয়ে প্রায় ৪৭ হাজার টন বেশি । একই চালানে আমদানিকারক ৫৮২ কেজি পেইন্ট ব্রাশ ঘোষণা দিয়ে ১৬ হাজার ৬৫৮ কেজি পেইন্ট ব্রাশ আমদানি করে । অর্থাৎ আমদানিকারক ১৬ হাজার ৭৬ কেজি অতিরিক্ত ব্রাশ আমদানি করে । কাস্টমসর সংশ্লিষ্ট কর্মকর্তা জানান , আমদানিকারক এসব পণ্যের মূল্য ৬৪ হাজার ৩০৬ ডলার ঘোষণা দিলেও প্রকৃতপক্ষে আমদানি করে ১ লাখ ১২ হাজার ২৯৮ ডলার মূল্যমানের পণ্য । কাস্টমস সূত্র জানায় , আমদানিকারক চালানটিতে প্রায় ৮১ লাখ ৯৭ হাজার ৩৯০ টাকা জরিমানাসহ রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা চালিয়েছিল । আটক চালান প্রসঙ্গে চট্টগ্রাম কাস্টমস হাউসের এআইআর শাখার রাজস্ব কর্মকর্তা মো . ওমর ফারুক জানান , মিথ্যা ঘোষনায় পণ্য আমদানির দায়ে আমদানিকারকের বিরুদ্ধে জরিমানাসহ কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে । এদিকে ঢাকার আশুলিয়ার হারভারড সুয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্ডের আওতায় নিট কাপড়ের বদলে রেমন্ড রয়েল সু্যটের কাপড় আমদানি করায় চালানটি আটক করে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম । জানা গেছে , ঢাকার আশুলিয়ার হারভারড সুয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্ডের আওতায় চীন থেকে নিট কাপড় আমদানির বদলে রেমন্ড রয়েল সু্যটের কাপড় আমদানি করে । গোপন সংবাদের ভিত্তিতে চালানটি খালাসকালে কাভার্ডভ্যানসহ চট্টগ্রাম বন্দরের এনসিটি গেইট - ১ থেকে আটক করে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তারা । আটক চালানে ৩৪ লাখ ৩ হাজার ৩৯৯ টাকার পণ্য ছিল বলে জানান সংশ্লিষ্টরা । অপরদিকে , চট্টগ্রাম কাস্টমসের রপ্তানি গোয়েন্দা শাখার কর্মকর্তারা গত বৃহস্পতিবার ঢাকা গাজীপুরের মোনট্রিমস লিমিটেডের মালয়েশিয়া থেকে বন্ডের আওতায় আমদানি করা সেলফ এডহেসিভ পেপারের একটি চালান আটক করে । রপ্তানি গোয়েন্দা শাখার শুল্ক কর্মকর্তা মো . জসিম উদ্দিন জানান , সেলফ এডহেসিভ পেপার বন্ড লাইসেন্সের আওতায় আমদানিযোগ্য নয় । তাই চালানটি আটক করা হয় । চালানটিকে আমদানিকারক প্রায় ২৮লাখ ৪৬ হাজার ২৯১ টাকা সরকারি রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা চালিয়েছিল । এছাড়াও আটক চালানের ব্যাপারে আমদানিকারকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে ।
কামরুজ্জামান হারুণ ঃ মতলব উত্তর উপজেলার শরীফ উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে আজহারুল হক স্মৃতি টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । ওই খেলায় বাহাদুরপুর ন্যাশনাল একাদ্বশ ৪১ রানে সুগন্ধী ইয়াং স্টার একাদ্বশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে বিজয়ী দলের বাঁধন । টূর্ণামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে । টূর্ণামেন্টের পৃষ্ঠপোষকতা করেন ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু । পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন , মুন্সীগঞ্জের কালীরচরের বিশিষ্ট ব্যবসায়ী উজ্জল মিয়াজী । বিশেষ অতিথি ছিলেন , উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোল্যা , ব্যবসায়ী বাবুল হোসেন মেম্বার । বক্তব্য রাখেন , আবুল হোসেন প্রধান , সোবহান মিয়া , আব্দুর রাজ্জাক প্রধান , আবু হানিফ । সার্বিক দায়িত্বে ছিলেন , আরিফ হোসেন , রোবেল মোল্লা , আল আমিন , রমজান আলী । সভাপতিত্ব করেন , সমাজ সেবক জিএম চঞ্চল সরকার । খেলার স্কোরঃ বাহাদুরপুর ন্যাশনাল একাদশ ১৩৪ / ১০ । সুগন্ধী ইয়াং স্টার একাদশ ৯৫ / ১০
এবার আবার শুরু - পাশাপাশি প্রায় ১৫ / ২০ টি খ্যাল্লা । আমাদের প্রতিদ্বন্দ্বী এবার শিব কাঠুরির বুদ্ধু মিয়ার খ্যাল্লা । চলছে সমান তালে । কোথায় যাচ্ছে কোনদিকে যাচ্ছে চোখ খুলে দেখতে পারছি না । চোখ - মুখ - কান সহ পুরো শরীরে ছিটকে আসছে বৈঠায় ছিটানো পানির ঝাপটা । সেচনি দিয়ে ঝপাৎ ঝপাৎ করে খ্যাল্লার পানি ফেলছে একজন । বিলের দুই তীরে দর্শনার্থী নৌকা থেকে বাজছে তুমুল করতালি । এগিয়ে চলেছি আমরা । কখনো আগে কখনো পিছনে করে চলে এসেছি প্রায় দক্ষিণ দিকের শেষ প্রান্তে । পুরো শরীর যেন অবশ হয়ে আসছে , আর পারছিলাম না । ক্লান্ত আমরা সবাই । সুমন , বাইচের খ্যাল্লার বাইছ্যা হওয়ার সাধ সেদিন এই ত্যারাব্যারার উৎসবে সত্যিই মিটে গিয়েছিল ।
জনতা : পূর্ব গোড়ানের অলিগলিতে ওয়াসার পানি ও স্যুয়ারেজ লাইন এক হয়ে গেছে ।
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মেয়র মরহুম হাজী বিল্লাল হোসেন সরকারের কুলখানী গতকাল শনিবার তার নিজ গ্রাম উপজেলার ছেংগারচর পৌরসভার ছোট মরাধোন সরকার বাড়ীতে অনুষ্ঠিত হয় । উক্ত কুলখানী অনুষ্ঠানে চাঁদপুর ২ আসনের সাংসদ এয়ার ভাইস মার্শাল ( অবঃ ) এম রফিকুল ইসলাম , সাবেক প্রতিমন্ত্রী ঢাকা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী , মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তার , মবাংলাদেশ আওয়ামীলীগের উপ - কমিটির সহ সম্পাদক এ্যাডঃ নুরুল আমিন রুহুল , চাঁদপুর প্রেসক্লাবের সহ - সভাপতি একেএম শফিকউল্যাহ সরকার , জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ , কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জেষ্ঠ্য পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দীপু , উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ রুহুল আমিন , উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ , ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল , কামাল হোসেন খান , মতলব ( চাঁদপুর ) সংবাদদাতাঃ
জানা গেছে , আজ নির্বাচন চলাকালে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের সাথে উত্তেজিত বাকবিতণ্ডার এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন । তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় । দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মুন্সী আসাদুজ্জামান জানান , সদস্য প্রার্থী নজরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন । তার লাশ চুয়াডাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এমএল / শাসি / আরআর / ১৩ . ৪৯ ঘ . )
দাদা আমি এখন আগের মত করে অনলাইনে সময় দিতে পারি না । পারি না বলতে আসলে সময় করে পিসিতেই বসা হয় না । আইটেকের দ্বায়িত্বটা না থাকলে হইতো একদমই আসাই হতো না । তাছাড়া আমার ল্যাপি শাকিলের ( আমার ছোট ভাই ) কাছে ।
তাকে যত তাড়াই দুরে তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে তাকে আমি হারাই দুরে দুরে যদি সে গেয়ে ওঠে অন্য কোন সুরে
কা ' বা - ই - জাঁ কো পহনায়া হ্যায় গেলাফে মুশকেঁ উড়কে আতে হ্যায়ঁ জো আব্রো পেহ তোমারে গায়সো ।
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে শনিবার বিকেলে বিএনপি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে । সদর থানা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরের সাটু হল মোড়ে পথসভা করে । পথসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা পৌর মেয়র আব্দুল মতিন , থানা বিএনপির সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম তসি , সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মতি , পৌর শাখার সাধারণ সম্পাদক এ্যাড . ময়েজউদ্দিন । সভায় বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবেদিন ফারুরেক উপর পুলিশী হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং ' হামলাকারী ' দুই পুলিশ সদস্যের গ্রেফাতার দাবি করা হয় । সমাবেশে বক্তারা বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবেদিন ফারুকসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দা আশিফা আশরাফি পাপিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং আগামী ১০ ও ১১ জুলাই ৩৬ ঘন্টার লাগাতার হরতাল কর্মসুচী পালনের জন্য নেতা - কর্মীদের প্রতি আহবান জানান ।
রাজপুত্র আর তার বাবাকে নিয়ে শীগগিরই মন্ত্রী আবার সভায় ফিরে এলেন । মেয়ের এক হাত ধরে টেনে নিয়ে রাজপুত্রের কাছে গেলেন - এই যে বাপু , এই নাও তোমার বউ । তারপর এই মুহুর্তে বাড়ীর দিকে হাঁটা দাও । বাববারে বাবা , তিনদিনের মধ্যে সারাটা রাজ্য যেন ওলট - পালট হয়ে গ্যাছে । না না বাপু , ওসব পেন্নাম টেন্নাম - ও আমার লাগবে না । সোজা এখুনি এ দেশ থেকে বিদেয় হও ।
উল্লেখ্য , গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে ইসরাইলি বাহিনীর হামলার এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার ইউরোপীয় বন্দর থেকে একটি ত্রাণবহর গাজা অভিমুখে রওয়ানা হওয়ার কথা । স্বাধীন ত্রাণবহর - ২ নামের ওই বহরে অন্তত ১০টি জাহাজ এবং জাহাজগুলোতে পাঁচ শতাধিক লোক থাকার কথা রয়েছে ।
তারা খিলখিল করে হাসে ভুরু নাচিয়ে কলকল করে ঢলঢল করে ঢলে পড়ে তারপরও তাদের ছুঁতে পারি না ধ্যাত্তরি , আমি ছাই আগেই ভালো ছিলাম . . . আমি লেস্টারস্কয়ারের সেক্সশপ দেখি অজানা ভাষায় হেঁটে চলা নিতম্ব আর তাদের স্তনের গিরিখাত দেখি দেখি আর চোখ ফিরিয়ে নিই ধ্যাত্তরি , আমি ছাই আগেই ভালো ছিলাম . . . থিয়েটারের মেয়েটি বলত , তুমি নচ্ছার , দুষ্টু শুধু আমার ঠোঁটই চোষো , জানো না আমার বুকে তুমি হারিয়ে যেতে পারতে আমি হাসি , আর তাকিয়ে থাকি হায় , আমি তখন বেশ ভালোই ছিলাম . . . বিদেশ বিভুঁইয়ে বিভ্রান্ত এখন খুঁজে ফিরি , খালি খুঁজে ফিরি তুমি কানতা , আমি তখন হাসতাম হাসতাম আর এখনো হাসি , আর ভাবি ধ্যাত্তরি , আমি ছাই আগেই ভালো ছিলাম . . . তুমি ফোন এখনো করলে না , জানি তুমি ব্যস্ত তাকে নিয়ে , ওরও আজকে বিশেষ দিন , পারো না তা এড়াতে তুমি চাও নিশ্চিত জীবন , আর আমি . ফাজিল একটা , তাই , ধ্যাত্তরি আমি ছাই আগেই ভালো ছিলাম . . . শোনো বাল , তোমারে আমি ভালোবাসি হা হা হা হা হা হা হা ( মাতলের হাসি ) আমার ওরে চোদার টাইম নাই সেইটা তুমিও জানো , জানো বলেই তুমি আপোষ করো , আর আমি ধ্যাত্তরি , আমি ছাই আগেই ভালো ছিলাম . . . তুমি তো আমাকে ফোন করবেই আজ নয়তো কাল , নয় পরশু , নয় তরশু তুমি থাকতে পারবে না আমাকে ছাড়া পারবে না তুমি থাকতে একদমই বললাম তো , আমাকে ছেড়ে । আমি জানি তুমি সংসার করবে কিন্তু ভালো তো বাসবে শুধু আমাকে হা হা হা হা হা হা হা হা ( মাতালের হাসি ) আমি তাই ভেবে এখন খুব ভালো আছি । আমি ছাই আগামীতেও ভালো থাকব . . . কারণ আমি জানি যে তুমি নিশ্চিত জানো আমি ছাড়া আর কেউ তোমাকে এতো ভালোবাসেনি । ভালোবাসবেও না . . . . . ________________________ ১ সেপ্টেম্বর , ২০০৭ , শনিবার ॥
আহত নাসিরকে গুরুতর অবস্থায় প্রথমে কসবা হাসপাতাল ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই ঘটনার সাথে সাথে কসবা থানার আইন প্রয়োগকারী সংস্থাকে খবরটি জানানোর পরও তারা কেউ ঘটনাস্থলে যথাসময়ে পৌছায় নি ।
এর আগে প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু ট্রইব্যুনালের রেজিস্ট্রার মো . শাহিনুর ইসলামের কাছে সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন ।
আমার এক কাজিন থাকে লেস্টার ! হ্যার হাউজ মেট হইলো এক পাকি ভাইয়া ! সাচ্চাদিলের ভালা মানুষ ! কিঞ্চিত আলুর দোষ আছে এই আরকি ! তাই মাঝে সাঝে এদিক - সেদিক ফোন দিয়া এরে - ওরে বাসায় আন্তো . . . তো একবার আমি লেস্টারে গেছি বেড়াইতে - তখন আমগো সেই পাকি ভাইয়ার আবার খাড়াইছে ! যথারীতি সে কল দিছে এদিক - সেদিক ! মাইয়ার আসনের কথা রাইত আট্টায় ! মাগার দশটা পার হইয়াও তার কোনো দেখা নাই . . . অবশেষে পাকি ভাইয়া আড়াই ঘন্টা ড্রাইভ কইরা লন্ডন থাইকা তার চাহিদা মিটায়া গেছে ! ! বাসায় ফিরছে যখন তখন বাজে রাইত সাড়ে চাইরটা ! আমি তো পুরাই তাজ্জব . . . এতক্ষণ খাড়ায়া থাকে কেম্নে ! ? ! !
মোটকথা একবার বসে যাও এবং আল্লাহ তা ' আলার কাছে সামগ্রিক তাওবা করে নাও , তারপর সুদৃঢ় প্রতিজ্ঞা করো যে , হে আল্লাহ , নিজের ইচ্ছায় আর কখনো আমি গোনাহ করবো না । তবে হে আল্লাহ , ইচ্ছা ও প্রতিজ্ঞা তো আমি করেছি , কিন্তু তার উপর অবিচল থাকার সাধ্য আমার নেই , যতক্ষণ না আপনার পক্ষ হতে তাওফীক হবে । সুতরাং হে আল্লাহ , গোনাহ তরক করার যে ইচ্ছা ও প্রতিজ্ঞা আমি করেছি , তার উপর অবিচল থাকার তাওফীকও আপনিই আমাকে দান করুন ।
অজিত বলেছেন : শুভ হোক বিশ্বকাপে টাইগারদের পথচলা । এত সুন্দর আর মজার পোষ্টের জন্য ধন্যবাদ ।
জগতের বেশিরভাগ হিন্দি সিনেমাই হলিউড থেকে ইন্সপায়ার্ড । দাবাং সিনেমার শুরুতে সালমান খানের গায়ে যে ড্রাম থেকে তরল পদার্থ গায়ে লাগে যাতে মারমারি করতে সুবিধা হয় সেটা ইংলিশ ট্রান্সপোর্টার থেকে নেওয়া । যাই হোক , বাংলা সিনেমা আবার পুরাপুরি হিন্দি সিনেমার নকল হয় । আমাদের শাকিব খান তো থ্রী ইন ওয়ান । শাহরুখ খানের বাংলা কপিতেও সে থাকে , আমির খান এরও আর সালমান খানএরো । যাই হোক তার সামনের সিনেমাতে মুন্নি গানটার কপি করা হবে আমি না হয় একটূ আগে ভাগেই তাকে সাহায্য করি ।
সেরা কাহিনী : শিভানী ভাটিয়া ( মাই নেম ইজ খান )
দ্বিমত পোষন করছি . . . সবাই কম্পিউটারে বাংলা টাইপ করতে জানবেন সেটা আশা করা ভুল . . .
সাজিদ বলেছেন : শচীন একজন অসাধারন খেলোয়াড় এবং তিনি যেসব ব্যক্তিগত রেকর্ড করেছেন সেগুলো জীবনে কোনদিন হয়ত ভাংবে না । তবে শচিনের ২০ + বছরের ক্যারিয়ারে দল হিসেবে ভারতের অর্জন খুব আহামরী নয় । তবে বাংলাদেশের ভারতের পদলেহী কিছু মানুষ দল হেরে শচীন ভাল করলেও সেটা সাফল্য হিসেবে দেখাতে চায় ।
By সৌমী নাহীদ স্বর্ণ Rajshahi দেখা হয়েছে : ০ বার পরিবেশ | বর্জ্য ব্যবস্থাপনা
' ঈদ মানেই ছুটির দিন , সেটা রোজার হোক বা কোরবানি হোক তাতে কি যায় আসে । ঈদের আগের দিন থেকে শুরু হয় ছুটি । ৫ খেকে ৬ দিন টানা বিশ্রাম । ঈদের দিনগুলোয় আমি আর বন্ধুরা মিলে ব্যাপক মাস্তি করি । ঈদের দিন কোনো কাজ থাকলেও বাইরে যাই না । সাধারণত চেষ্টা করি ওই দিনটিতে একটু দেরিতেই ঘুম থেকে উঠার । কিন্তু খুব একটা দেরিতে ওঠা হয়ে ওঠে না । কারণ বাবা এবং বড় ভাইরা নামাজ পড়তে যান । ফলে একটু তাড়াতাড়িই উঠে পড়তে হয় । ঘরদোর গুছিয়ে মার সঙ্গে রান্না করতে লেগে যাই । ' ' বাবা নামাজ পড়ে এলেই তাকে সালাম করতে হবে । সালাম করলেই পাওয়া যাবে সালামি । এরপরে বাবা আর ভাইরা যান কোরবানির জন্য কিনে আনা গরুটাকে কোরবানি দেওয়ার জন্য । মাংস বাসায় আনার পর চলে ভাগ - বাটোয়ারা । আমি আর মা মিলে মাংসের বিভিন্ন সাইজের প্যাকেট করে দেই । ভাইরা সেগুলো বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় পৌঁছে দিয়ে আসেন । ঈদের দিন সারাটা দিন আমার আর বিশ্রাম নেওয়াটা হয়ে ওঠে না । তবে বিশ্রাম না নিলে কী হবে , গরীব দুঃখীর মাঝে মাংস বিলিয়ে দেবার মধ্যে খুঁজে পাই অনাবিল এক আনন্দ । '
নওগাঁ , ১২ জুলাই : নওগাঁ জেলার পত্নীতলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১১ এর পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে । মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী বিভাগের কমিশনার মো . আব্দুল মান্নান এই কার্যক্রমের উদ্বোধন করেন । এ অনুষ্ঠানে নওগাঁর জেলা প্রশাসক ড . মোছাম্মৎ নাজমানারা খানুম সভাপতিত্ব করেন । . . . . বিস্তারিত »
সীমান্ত জনপদ কক্সবাজারের উখিয়ায় ইউপি নির্বাচনের হাওয়া প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়াতেও থেমে নেই । নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারণা ততই জমজমাট হচ্ছে । কমিশনের তপসীল ঘোষণার পর থেকেই উখিয়ার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান , সংরক্ষিত মহিলা ও ইউপি সদস্যরা মাঠে চষে বেড়াচ্ছেন নির্ঘুমভাবে । হঠাৎ করে পাল্টে গেছে গ্রামীণ জনপদের দৃশ্য । সর্বত্রে ভোটারদের মাঝে আলোচনা চলছে কোন ইউনিয়নে বিজয়ী হচ্ছে কোন প্রার্থী । তবে এবারে পুরাতনের চেয়ে নতুনদের সম্ভাবনা বেশি । বিগত শাসনামলে উন্নয়ন বঞ্চিত মানুষেরা চাই পরিবর্তন । আগামী ২ জুলাই উখিয়ার ৫ইউপিতে নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে । জানা গেছে , উখিয়ার রাজাপালং , হলদিয়াপালং , রতœাপালং , জালিয়াপালং ও পালংখালীকে নিয়ে এ উপজেলা । জাতীয় নির্বাচনে এ উপজেলার গুরুত্ব অপরিসীম । এখানে যে দলের সংসদ সদস্য নির্বাচিত হন তার দলই স্বাধীনতা পরবর্তী এ পর্যন্ত ক্ষমতায় বসে আসছে । তাই এ উপজেলার নির্বাচন অন্যান্য সব স্থান থেকে অনেকটা আলাদা । কোন ইউনিয়নে কে জিতবে হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়া মহলায় চলছে আলোচনার ঝড় । গ্রামবাসী ও সচেতন ভোটাদের সাথে কথা বলে জানা যায় , এবারের নির্বাচনে রাজনৈতিক দলের আর্শিবাদ নিয়ে একাধিক প্রার্থী ইউপি নির্বাচনে চেয়ারম্যান , মহিলা সদস্য , ও সাধারণ সদস্য পদে লড়ছেন । জানা যায় , উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের সমর্থন নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী , জেলা ছাত্রলীগ নেতা মুজিবুল হক আজাদ প্রার্থী হয়েছেন । বিএনপির আর্শিবাদ নিয়ে মাঠে চষে বেড়াচ্ছেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহ কামাল চৌধুরী । সতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে আছেন তরুণ সমাজকর্মী ও শিক্ষানুরাগী এ কে এম নূরুল মাসুদ ভুঁইয়া । এ ইউনিয়নে চার প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্ধীতায় শাহকামাল চৌধুরী ও জাহাঙ্গীর কবির চৌধুরী আসতে পারেন । তবে লড়াই হবে হাড্ডাহাড্ডি । কে হাসবে বিজয়ের হাসি তা বলা যাচ্ছে না । পালংখালী ইউনিয়নে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী হয়েছেন , সাবেক চেয়ারম্যান মরহুম মকবুল হোছনের ছেলে জেলা যুবলীগ নেতা শাহাদাত হোছেন জুয়েল , আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট দানবীর নামে খ্যাত এডভোকেট জমির উদ্দিন । বিএনপির সমর্থন নিয়ে মাঠে আছেন গফুর উদ্দিন , জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোক্তার আহামদ । এ ইউনিয়নে লড়াই হবে চর্তুরমুখি । বিজয়ের ব্যাপারে সবাই আশাবাদী হলেও বলা মুশকিল । জালিয়াপালং ইউনিয়নে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী হিসাবে লড়ছেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম , এজাহার বিএসসি ' র ছেলে ও জালিয়াপালং কমিউনিটি পুলিশের সভাপতি শহিদুলাহ কায়সার , বিএনপি সমর্থিত সাবেক চেয়ারম্যান নূরুল আমিন চৌধুরী , আনোয়ার হোসেন ও রফিকুল হুদা চৌধুরী । এখানে লড়াই হবে ত্রিমুখী । এখানে ছৈয়দ আলম , নূরুল আমিন ও আনোয়ার হোসেনের মধ্যে লড়াইয়ের সম্ভাবনা বেশি । রতœাপালং ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক কবি আদিল উদ্দিন চৌধুরী , আওয়ামীলীগ নেতা নূরুল হুদা চৌধুরী , সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্বাস উদ্দিন , নাগরিক কমিটি সমর্থিত প্রার্থী নুরুল কবির চৌধুরী । এখানে চর্তুরমুখি লড়াইয়ের সম্ভাবনা । হলদিয়াপালং ইউনিয়নে আওয়ামীলীগের পক্ষে সাবেক চেয়ারম্যান আমিনুল হক আমিন , গিয়াস উদ্দিন , কামাল উদ্দিন মিন্টু , বাদশা মিয়া চৌধুরী , বিএনপি ও জামায়াতের পক্ষে বদিউল আলম চৌধুরী , সাবেক চেয়ারম্যান ফজল করিম সিকদার , ডাক্তার আবুল কাশেম , শামশুল হক বাবুল , মাহমুদুল হক সিকদার , এডভোকেট ছৈয়দুল হক । ভোটাররা জানান , এবার পুরাতনের চেয়ে নতুনরা এগিয়ে । তবে যারা বিগত সময়ে সালিশের নামে দু ' পক্ষের মধ্যে হয়রানী করেছে এসব প্রার্থীদের চিহ্নিত করবে ভোটাররা । সচেতন ভোটাররা মনে করেন , আওয়ামীলীগ সমর্থিত একাধিক প্রার্থী মাঠে থাকায় জয়ের সম্ভাবনা কম । তবে ম্যাকানিজম জানলে পাঁচটি আসনেই আওয়ামীলীগের ঘরে থাকার সম্ভাবনা বেশি ।
বিএনপি - জামায়াতের হরতালের দিন রোববার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন , " ভবিষ্যতে বিরোধী দলে গেলে আওয়ামী লীগ বিশৃঙ্খলা - ভাংচুর করবে না । হরতাল ডাকবে না । আওয়ামী লীগ আগেও কখনো বিশৃঙ্খলা কাজ করেনি , ভবিষ্যতেও করবে না । "
প্রশ্নের বিবরণ অনুযায়ী ইমাম সাহেব যেহেতু রুকুতে যাওয়ার আগেই দাড়িয়ে তিন তাকবীর সমাপ্ত করেছেন তাই ঈদের নামযের অতিরিক্ত ওয়াজিব তাকবীরগুলো আদায় হয়ে গেছে । শুধু রুকুর তাকবীর ছুটেছে । রুকুর তাকবীর বলা সুন্নত । এটা ছুটে গেলে সাহু সিজদাও আসে না , নামাযও নষ্ট হয় না । তাই প্রথম জামাতের নামাযই শুদ্ধ হয়েছে । দ্বিতীয় জামাত করা ঠিক হয়নি । এরকম পরিসি ' তিতে কোনো বিজ্ঞ আলেম / মুফতী থেকে মাসআলা জেনে পদক্ষেপ নেওয়া জরুরি ।
কথাঃ অমিত দাস সুর ও কন্ঠঃ প্রতুল মুখোপাধ্যায় সাপের মাথায় পা দিয়ে সে নাচে , কান্না কেন , কান্না কেন তোর ? বন্যা , খরা , মড়ক বুকে বাঁচে ভাবনা কেন , ভাবনা কেন তোর ? তুই কি ভাবিস তার ঘুমে সেই স্বপ্ন নেই ? আছে । সাপের মাথায় পা দিয়ে সে নাচে । ।
গত ৪ জুলাই নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ মিছিলে লাঠিপেটা করে জখম করায় তিনি দণ্ডবিধি আইনের ৩০৭ , ৩২৪ , ৩২৩ , ৩৪১ ও ১০৯ ধারায় মামলাটি করেন ।
আলোচনা সভা সিঙ্গাপুর ৯ আগস্ট সোমবার : অদ্য সকাল ১০ - টায় সিঙ্গাপুরের ঐতিহাসিক সুলতান জামে মসজিদে ' বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ ' সিঙ্গাপুর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সিঙ্গাপুর ' যুবসংঘ ' - এর সাবেক সভাপতি মুহাম্মাদ আব্দুল হালীম ( কুমিল্লা ) - এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নতুন আহলেহাদীছ হাফেয মাওলানা মুহাম্মাদ শো ' আইব আহমাদ ( কুমিল্লা ) । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিঙ্গাপুর ' যুবসংঘ ' - এর বর্তমান সভাপতি মো ' আয্যম হোসাইন ( বগুড়া ) , সহ - সভাপতি মুহাম্মাদ সুজন ( টাঙ্গাইল ) , তাবলীগ সম্পাদক মানছূর রহমান ( টাঙ্গাইল ) , ফাকীরুল ইসলাম ( মেহেরপুর ) ও আবু নাহিদ ( নারায়ণগঞ্জ ) । অনুষ্ঠানে নতুন আহলেহাদীছদের মধ্য হ ' তে বক্তব্য রাখেন এমদাদুল হক ( গাইবান্ধা ) , মহিউদ্দীন আহমাদ ( গাযীপুর ) , আবুবকর ছিদ্দীক ( কুমিল্লা ) , মাযহারুল ইসলাম ( পটুয়াখালী ) , শামসুল হক ( গাইবান্ধা ) , মুঈনুদ্দীন ( শরীয়তপুর ) , ইসমাঈল হোসাইন ( চাঁপাই নবাবগঞ্জ ) , আব্দুল আযীয ( টাঙ্গাইল ) প্রমুখ । অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ' আহলেহাদীছ যুবসংঘ ' সিঙ্গাপুর শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকীত । সুলতান মসজিদ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ছিল প্রাণবন্ত । দ্বীনের সঠিক দাওয়াত পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে নব আহলেহাদীছগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন । ' সকল বিধান বাতিল কর , অহি - র বিধান কায়েম কর ' ' আন্দোলন ' - এর এই মহান শ্লোগানের উচ্ছ্বসিত প্রশংসা করেন তারা । এ অনুষ্ঠানের ফলে আত - তাহরীকের পাঠক সংখ্যা দ্বিগুণ হয়ে যায় ।
আমি নিজেও এই অপরাধে অপরাধী । আমি বাসে উঠলেই আমি লোকাল বাসগুলোতে উঠি । আর উঠি নিজের সুবিধামত জায়গায় নামিও সুবিধামত জায়গায় । আমি তা না করে চাইলে নির্ধারিত স্থানে দাড়িয়েই উঠতে পারতাম । হয়ত আমার দেখাদেখি আরও একজন উৎসাহিত হতো নিয়ম মেনে চলায় । বাস চালকরাও নির্ধারিত জায়গায় বাস থামাতো
পটুয়াখালী , ১৯ জুন : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উচ্চজোয়ার ও ভারি বর্ষণের ফলে জমে যাওয়া পানি পটুয়াখালী জেলার নিম্নাঞ্চল থেকে নামতে শুরু করেছে । রোববার সকাল থেকে এ কারণে স্বাভাবিক হতে শুরু করেছে মানুষের জীবনযাত্রা । তবে বৈরী আবহাওয়ার কারণে এখনও হালকা বৃষ্টি অব্যাহত . . . . বিস্তারিত »
ঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈ , আমনেরা কইছেন ২৮তারিখ রাত ১২টার আগে , আমি মোটে ৬মিনিট লেইট করছি । নিতেই অইবো , ভাই কি ঘুষ লাগবো কন ।
ময়মনসিংহ , ১২ জুলাই : ময়মনসিংহ জেলা যুবদল সভাপতি ও কেন্দ্রীয় সহ - সাধারণ সম্পাদক শাহ শিবিবর আহমেদ ভুলুসহ দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে জেলা যুবদল শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে । মঙ্গলবার . . . বিস্তারিত »
খুলনা , ১০ জুলাই : পুলিশের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান সভাপতিসহ ১৮ আইনজীবী । রোববার সকালে তারা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্বপন কুমার সরকারের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন । আদালত শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তাদেরকে জামিন দেন । খুলনা থানার এস আই পুষ্পেন দেবনাথ গত বৃহস্পতিবার রাতে ২০ জন আইনজীবীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৩০ / ৪০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন । মামলায় অভিযুক্ত করা হয় জেলা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ হোসেন রনি , সাবেক সভাপতি আব্দুল্লাহ হোসেন বাচ্চু , এস আর ফারুক , জিল্লুর রহমান , গোলাম মওলা , মাহফুজুর রহমান মফিজ , শেখ হাফিজুর রহমান , আবুল হোসেন হাওলাদার , লতিফুর রহমান লাবু , ইমাম হোসেন , মাসুদ , কবির হোসেন , লস্কর শাহ আলম , আনিস , রফিকুজ্জামান , অনুরাগ ব্যানার্জি , রেজাউল , রকিব , শহিদুল ইসলাম এবং নূরুল হাসান রুবাকে । এদের মধ্যে জিল্লুর রহমানকে পুলিশ শনিবার রাতে নগরীর সাউথ সেন্ট্রাল রোড থেকে গ্রেফতার করে । তবে রকিব নামে খুলনা বারে কোনো আইনজীবীর সন্ধান মেলেনি । এজাহারে বাদি অভিযোগ করেন , গত ৬ জুলাই হরতাল চলাকালে খুলনা জেলা জজ কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে হরতাল সফল করতে আইনজীবীরা লাঠি - সোটা , ইট - পাটকেল নিয়ে জঙ্গি মিছিল সহকারে মারমুখি ও আক্রমণাত্মাক ভঙ্গিতে অবস্থান করে । তাদের এ অবস্থানের ফলে জনসাধরণের চলাচলে বাধা সৃষ্টি হয় । তারা এ সময়ে মারমুখি আচরণ করতে থাকে এবং যানবাহন ভাঙচুরের চেষ্টা করে । খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তাদেরকে গালাগাল করে , ইট - পাটকেল ছুঁড়ে মারে , লাঠি দিয়ে আঘাত এবং কিল ঘুষি মেরে আহত করে । জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ হোসেন রনি জানান , ৬ জুলাই হরতাল চলাকালে পুলিশ প্রেস ক্লাবের সামনে থেকে অ্যাডভোকেট মশিউর রহমান নান্নুকে অন্যায়ভাবে গ্রেফতার করে । এর প্রতিবাদে দুপুরে আইনজীবীরা আদালত এলাকায় শান্তিপূর্ণভাবে মৌণ মিছিল বের করে । মিছিলটি কোর্ট চত্ত্বর প্রদক্ষিণের সময় পুলিশ অতর্কিতে ঘটনাস্থলে পৌছে এবং এসি আলিমুজ্জামান , ওসি কামরুজ্জামান , এসআই পুষ্পেন দেবনাথ , ইন্সপেক্টর শাহজাহানের নেতৃত্বে বিনা কারণে আইনজীবীদের ওপর হামলা চালানো হয় । বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতির জরুরি সভায় দায়ি পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারী মামলা করার সিদ্ধান্ত নেয়া হয় । এ খবর জানতে পেরে পুলিশ তড়িঘড়ি করে সন্ধ্যার পরে থানায় মামলা করলেও দুপুরে মামলা রেকর্ড হয়েছে বলে দেখানো হয় । রোববার জামিনে আবেদন করা হলে আদালত জামিন মঞ্জুর করেন । তিনি জানান , খুব শিগগিরই পুলিশের বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারী মামলা হবে । বার্তা২৪ ডটনেট / ইএম
ঢাকা , ১১ জুলাই : বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলায় হাইকোর্টের একটি বেঞ্চে আগাম জামিন আবেদন করেছেন তার আইনজীবীরা । সোমবার হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী . . . বিস্তারিত »
পান্তাবুড়ি পান্তাবুড়ি আইলো এবার শহরে খাইবে নাকি লেডি মাইরা বটতলায় প্রহরে শাড়ি লু্ঙ্গি গামছা পইরা বটতলাতে যামুরে সানকি ভইরা পান্তা আর ইলশা ভাজি খামুরে । হাতে লমু একতারা আর মাথায় বাধুম গামছারে বটতলাতে নাইচ্ছা গাইয়া খামু - দিমু খামচারে রঙ ছিটাইয়া বেলুন ফাটাইয়া চিলা ঘুড্ডি উড়ামু উল্টা - পাল্টা নাইচ্ছা - মাইচ্ছা পাও ভাইঙ্গা খোঁড়ামু মোটা তাঁতের কাপড় পিন্দা ঠিক বাঙালি হমুরে আমরা খাঁটি বাঙালি - গলা ফাটাইয়া কমুরে । আসুন সবাই হই বাঙালি সারা জীবনের জন্য আমরাতো ভাই বীরবাঙালি , আমরাতো নই বন্য ।
ভোট দিয়েছেন ১২ জন | পোস্টটি ১২ জনের ভাল লেগেছে | ০ জনের ভাল লাগেনি
সারা বিশ্বের কুটি কুটি মানুষের অনেক জল্পনা কল্পনার শেষে আজ বুধবার ১৭ ই মার্চ ২০১০ ইং , ৩ রা চৈত্র ১৪১৬ বাং , ৩০ রবিউল আউয়াল ১৪৩১ বাংলাদেশ ঢাকার মিরপুর ১২ নাম্বরস্থ জনাব - এ - আলা রায়হান সাঈদ দস্তিগর - এ - রউশন বাবা এবিপুরী ছাহেবের চাইরতলা দরগাহ শরীফে মাতমে ইস্তেহাব সওয়ালে জীগিরে আহসান শুরু হইয়াছে ।
বরগুনা , ১২ জুলাই : বরগুনার আমতলী উপজেলার কচুপাত্রার ডোন নদীতে বাঁধ দেয়ায় আমতলী ও কলাপাড়া উপজেলার ২৬টি গ্রামের লক্ষাধিক মানুষ সামুদ্রিক জলোচ্ছ্বাসের হাত থেকে মুক্তি পেয়েছে । ১৫ হাজার কৃষক পরিবার জমি চাষাবাদের প্রস্ত্ততি নিয়েছে । কিন্তু তাদের আশঙ্কা গত পাঁচ বছরে কৃষি জমিতে সমুদ্রের লবণ পানি ঢুকে লবণাক্ততা বেড়ে গেছে । এ বছর ফসল বুনলে লবণের প্রকোপে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা ।
আমি কচি - কাঁচা আসরের একজন নিয়মিত পাঠক । আমার নাম ফৌজিয়া আক্তার লিনা । আমি কচি - কাঁচার আসরের সদস্য হতে চাই । কচি - কাঁচা আসরের সদস্য করে নিলে আমি কবিতা , ছড়া , গল্প ও ছবি এঁকে পাঠাবো । আমি কচি - কাঁচার আসরের সদস্য হতে খুবই ইচ্ছুক । তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি যে , আমাকে কচি - কাঁচার আসরের সদস্য করে নিয়ে আমার লেখা ছাপালে অত্যন্ত খুশি হব । আমি অধিক অপেক্ষায় থাকব ।
মাথায় ঢুকে বসে আছে আমেরিকান গ্রুপ Cake - এর Comfort Eagle নামের এই গানখানা । বেরোতে চাইছে না কিছুতেই । ।
আমাদের সেগুন বাগিচার বাসা থেকে ১২ তলা সরকারি অফিসটা দেখাযয় । আমি ভবনটার নাম জানিনা সম্ভবত ভবনটার নাম pwd । আমি মাঝে বারান্দায় হাওয়া খেতে বসি আমাদের বাসা বারান্দা থেকে অফিসটা খুব ভাল ভাবে দেখা যায় । একদিন হাওয়া খেতে বসে যা আবিষ্কার করলাম আমি জানিনা আপনারা তা কি ভাবে নিবেন । কিন্তু আমার কাছে মনে হয়েছৈ যে দেশে রাজাকার আলবদররা এম পি মন্ত্রি হয় মুক্তি যোদ্ধারা নির্যাদিত হয় না খেয়ে মরে সে দেশে এমনইতো হওয়ার কথা আর এমন নাহলেইতো আমাদের ধিক্কার পাওয়ার কথা ।
Download XML • Download text