bpy-43
bpy-43
View options
Tags:
Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.
সন্তানদের মধ্যে তার দুই পুত্র রনজিত রঞ্জন সাহা ও সুরজিত সাহা বর্তমানে স্বপরিবারে লন্ডনে বসবাস করছেন , মেঝ সন্তান বিশ্বজিত সাহা আমেরিকার বোস্টন শহরে পরিবার নিয়ে বসবাস করছেন । বিরেন্দ্র লাল সাহার মৃত্যুতে বৃহত্তর বোস্টন ও নিউ ইংল্যান্ডের বিভিন্ন সমাজ সেবী সংস্থা , রাজনৈতিক দল , মানবাধিকার সংগঠন ও কমিউনিটির শুভানুধ্যায়ীরা পৃথক পৃথক বিবৃতিতে শোক ও প্রয়াতের আত্মার শান্তি কামনা করেছেন এবং তার পরিবারের সদস্য - সদস্যাদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ।
আসলে আমি এখনো এখানকার সবাইকে ঠিকমত বুঝে উঠতে পারি নাইতো তাই । কোন কথা কখন কে রাগ করে বসে । আবার অনেকে খুচিঁয়ে আঠা বের করার চেষ্টা করে ।
পুলিশ জানায় , বুধবার রাত ১০টার দিকে শহরের কাঁঠালবাড়িয়া এলাকায় সুলতান মাহমুদ নামে এক যুবক কোমড়ে রিভলবার গুঁজে ঘোরাফেরা করছিল । এ সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে । তার দেহ তল্লাশি করে পাঁচরাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার উদ্ধার করা হয় ।
ভালো , চেষ্টার করার জন্য ধন্যবাদ , তবে কবিতাটা যদি আর চার লাইন করা যেত তাহলে অনেক সুন্দর হত , আমার আঙ্গিনায় দাওয়াত থাকলো , আইটি সাইফু ,
আমরা দেখতে পাইতেছি , আইজকা আমাদের সম্মেলনে বসার লেইগা চারখান সারি আছে , যাতে বসবেন যথাক্রমে বরাহ বামুনেরা , ক্ষতিকর ক্ষত্রিয়রা , বেশ্যার সন্তান বৈশ্যরা এবং চুদির ভাই চূদ্ররা । স্বয়ং ভগবান মানুষে মানুষে যে বৈচিত্র্যময় ক্যাটাগরি সৃষ্টি কইরা পাঠাইছেন , এইটা নিশ্চয়ই আমাগো ভুইলা যাওন উচিত না । জয় কালী !
সামরিক বিশ্লেষক ইব্রাহিম সাহেব একটি কথা বলেসেন গত কালের দৈনিক বাংলাদেশ প্রতিদিন এ । তিনি বলেসেন প্রত্থনা করতে । ভাল থাকুন , খুব ভাল
পোষ্ট করেছেন : ২৪ টি মন্তব্য করেছেন : ১৫ টি ব্লগ লিখছেন ০ বছর ৪ মাস ১১ দিন ব্লগটি দেখা হয়েছে : ২৩০৫ বার
' অনব জোয়ার ' , ' অনব আবেগ ' যে লিখলেন সেখানে অনাদর হবে ?
নিউজ ডেস্ক , বাংলাদেশনিউজ২৪x৭ . কম বাংলাদেশের পতাকার সঙ্গে মিলে যাওয়া সবুজ শাড়ি আর লাল পাঞ্জাবি পরা গণসঙ্গীত শিল্পীরা সমবেত কণ্ঠে গেয়ে উঠলেন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল । এরপর একে একে আরো ৩টি গণসঙ্গীত গাইলেন তারা । আগামীকাল ১০ ডিসেম্বর প্রকাশিতব্য জাগরণের গানের দ্বিতীয় সংস্করণকে কেন্দ্র করে ছিল এ আয়োজন । এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় । বায়ান্নর ভাষা আন্দোলন , ঊনসত্তরের গণঅভ্যুত্থান , একাত্তরের মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের নানা আন্দোলনে গণসঙ্গীত উদ্দীপ্ত করেছে গণমানুষকে । জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে গত বছর ৭১টি গণসঙ্গীত নিয়ে প্রকাশিত হয় জাগরণের গানের প্রথম সংস্করণ । এ বছর ১০১টি গণসঙ্গীত ও দেশাত্মবোধক গান নিয়ে প্রকাশিত হচ্ছে জাগরণের গান - ২ । এ অ্যালবামটি প্রকাশে বাংলালিংকের সঙ্গে সহযোগী হিসেবে পৃষ্ঠপোষকতায় রয়েছে প্রথম আলো , চ্যানেল আই ও এবিসি রেডিও । ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে জাগরণের গান উৎসবের মাধ্যমে এ অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে । প্রসঙ্গত , জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্র উদ্দীপণামূলক গণসঙ্গীত ও দেশাত্ববোধক গান সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ নিয়েছে । এ লক্ষেই জাগরণের গান - ২ অ্যালবামটিতে থাকছে ৬টি পূর্ণ ডিস্কে বাঙালির চিরকালীন সঙ্গীতের অনবদ্য এক সংগ্রহ । এ উদ্যোগের মূল উদ্দেশ্য আমাদের ইতিহাসের সাক্ষী এসব গান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন - প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান , বাংলালিংকের সিইও আহমেদ আবু দোমা , চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর , এবিসি রেডিও - এর হেড অব নিউজ এম সানাউল্লা লাভলু এবং জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্রের আহ্বায়ক মোস্তফা তৌহিদ খান । বাংলাদেশনিউ২৪x৭ . কম / এসআরএস / এসএকে .
সবাইকে সালাম ও ভালোবাসা জানাই । আশা করি ভালো আছেন । অনেকদিন পর ফান টুইট করতে ইচ্ছা করছিলো । ফান টুইট করা না হলেও ফান কখনো স্টপ হয়না আমাদের । কিছুক্ষন আগে একটা ফেসবুকের গ্রুপে টেকটুইটস এর বন্ধুদের সাথে এক্সট্রিম লেভেলের ফান হচ্ছিলো । যেটা জনসম্মুখে প্রকাশের অযোগ্য । । কিন্তু যা প্রকাশের যোগ্য তা তো প্রকাশ করতেই হয় । অনির্বাচিত টুইটার …
ভালেঅবাসার হৃদয় মন্দিরের বাগানে সাজানো শাহজাহানের বিবি মমতাজের জন্য গড়ে তোলা অমর নির্দশন আ নিজের চোখের মাঝে প্রত্যক্ষ করার বেশ সময় কেটেছে দুপুরে । কড়া রোদের মাঝে মমতাজ মহলের কাছে যেতে , মানে মূল অংশে উঠতে ব্যাপক উষ্ণতা পায়ের তলাকে কিচির মিচির করছিল । খালি পায়ে উঠতে হয় বলে কিচ্চউ করার ছিলেঅ না । . . .
এখানের আকাশে তারা জ্বলে না এখানে জোসনা বলে কিছু নেই এখানে অমাবশ্যা আর পূর্নিমা যেন সমার্থক শব্দ । এখানে চব্বিশ ঘণ্টাই দিন আবার চব্বিশ ঘণ্টাই রাত আজব এই দুনিয়া বেহুঁশ এই দুনিয়ার মানুষ ।
সাভার : ঢাকা - আরিচা মহাসড়কে গতকাল ভোরে বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন । আশুলিয়া থানার এসআই গোলাম মোস্তফা জানান , জাতীয় স্মৃতিসৌধের অদূরে খুলনা থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঈগল পরিবহনের চালক আসাদ ( ৩০ ) ঘটনাস্থলেই নিহত হন । আহত যাত্রীদের কয়েকজনের অবস্থা গুরুতর । তাদের বিভিন্ন চিকিত্সাকেন্দ্রে ভর্তি করা হয়েছে ।
এতে আরো বলা হয়েছে , গত ১৩ জুন চলতি বছরের সর্বোচ্চ ৪ হাজার ৮৭৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছিল । জ্বালানি তেলনির্ভর নতুন ১৭টি বিদ্যুৎ কেন্দ্রের জন্য তেল পরিবহনের বিষয়ে রেল বিভাগ , বিদ্যুৎ বিভাগ ও বিপিসির মধ্যে সম্পাদিত এক সমঝোতা স্মারক অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা জানান , দেশে এখন প্রতিদিন গড়ে ৫ হাজার মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে । তিনি আরো জানান , ' গত বছরের তুলনায় এই বছর , এই সময়ে প্রায় ১ হাজারের মতো বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়েছে । আমরা ৫ হাজারের অল্প নিচে আছি । কোনো সময় পিক আওয়ারে আমরা ৪ হাজার ৮০০ - এর উপরে গেছি । ' আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে নতুন করে প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে বলেও দাবি করেন তৌফিক - ই - ইলাহী । গ্যাস সঙ্কট ও পুরানো যন্ত্রাংশের কারণে সক্ষমতা থাকা সত্ত্বেও আরো প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না - এ কথা জানিয়ে তিনি আরো বলেন , ' ২ হাজার মেগাওয়াটের মতো নতুন ক্যাপাসিটি অ্যাডিশন হয়েছে । কিন্তু উৎপাদন হয়তো ২ হাজার মেগাওয়াট হচ্ছে না , কারণ আমাদের গ্যাসের স্বল্পতা আছে , মেশিনগুলোও সব পুরনো ছিল । '
রহনপুর , চাঁপাই নবাবগঞ্জ ২২ এপ্রিল শুক্রবার : অদ্য সকাল ৯ - টায় যেলার রহনপুর পৌরসভার জালিবাগান হাফেযিয়া ইসলামিয়া মাদরাসায় এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয় । যেলা ' আন্দোলন ' - এর সভাপতি মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ' আন্দোলন ' - এর কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ' বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ ' - এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আরীফুল ইসলাম । বৈঠকে যেলা ' আন্দোলন ' ও যেলা ' যুবসংঘ ( উত্তর ) ' - এর নেতৃবৃন্দ এবং অত্র মাদরাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
ক্র্যাকের গাট্টি বলেছেন : ওই মিয়া কাঠাল আবার কেমনে মুড়মুড়ে হয় , মাথাখান কি ঠিক আছে , নাকি কাঠাল খাইতে খাইতে কাঠলের কোয়ার মত হইয়া গেছে
জল তুমি উড়ে এসো শ্রাবণধারায় বাধা দেব না
পশ্চিমবঙ্গে শিবের গাজন নামে হিন্দুদের একপ্রকার অনুষ্ঠান পালিত হয় । এটি পালিত হয় পহেলা বৈশাখের দিকে । এদিন হিন্দুরা মানুষের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ , এমনকি পচে যাওয়া শিশুর লাশ মাছের মত ঝুলিয়ে নাচতে নাচতে রাস্তা দিয়ে মিছিল করতে থাকে । পচা লাশের উৎকট গন্ধ ছড়িয়ে পড়ে সর্বত্র । মিছিলকারীদের প্রায় সবার হাতেই থাকে . . .
দেলওয়ার হোসাইন বলেছেন : আমার প্যানারয়েড সিজোফ্রেনিয়া শীর্ষক লেখাটি পড়েছেন কি ?
রাইত সাবিনার মারে খবর দেওয়া অইলো রাত ৪টার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালো নেওয়া অইলে সাবিনারে ডাক্তার মৃত ঘোষণা করছইন । পরে বিষয়টা ধামা চাপা দেওয়ার লাগি মাহাবুবোর পরিবারোর লোকজন বিষপানে আত্মহত্যা কইয়া প্রচারণা চালাইন । এ ঘটনার বাদে মাহাবুবও তার পরিবারোর সদস্য বাড়ী ছাড়িয়া গেছে । সাবিনার মা মোসলেমা বেগম সন্ধায় থানায় অভিযোগ করলে রাত ৮ টায় পুলিশ লাশ উদ্ধার করিয়া মর্গে পাঠায় । মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিশ্বনাথ রায় জানাইন , সাবিনার মুখে আঘাতের দাগ আছে । নাক ও মুখ দিয়া রক্ত বার অইতে দেখা গেছে । ওসি ফিরোজ খানে কইছইন , যৌতুকের লাগি সাবিনারে শ্বাসরোধ করিয়া খুন করা অইছে বলে প্রাথমিকভাবে ধারণা । ও আমার বাংলাদেশোর ভাই বইন এই দুইটা ঘটনা হুনিয়া কিতা খইলজা আর বুকুত জ্বলের নি ? যুদি জ্বলে তাইলে আফনারা ভালা মানুষ আর যুদি জ্বলে না তাইলে কেনে জ্বলে না ছিন্তা করবা ।
লেখক বলেছেন : যার কাছে যার টা প্রিয় আর কি । ওরাতো আর আমার আপনার প্রিয় দল সাজায় নাই । কমেন্টের জন্য ধন্যবাদ ।
লেখক বলেছেন : দুইজন যদি একই লুক না হৈয়া থাকেন , তাইলে একদম একই টাইমে দুনিয়াত আইসেন
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন , তৃণমূল পর্যায়ের নেতা - কর্মীদের আন্দোলনে আরো সক্রিয় করা ও সাংগঠনিক ভিত মজবুত করতে ম্যাডামের ( খালেদা জিয়া ) নির্দেশে এসব টিম গঠন করা হয়েছে । আমরা জেলা নেতাদের সঙ্গে প্রাথমিক সভা ঢাকাতেই সেরেছি । বাকি কাজগুলো অবশ্যই আমরা সফরে সারবো ।
পোষ্ট করেছেন : ১৩ টি মন্তব্য করেছেন : ২ টি ব্লগ লিখছেন ০ বছর ২ মাস ১২ দিন ব্লগটি দেখা হয়েছে : ৯১০ বার
ঢাকা , ১২ জুলাই : ঢাকা জেলা ও দায়রা জজ কোর্টের সামনে সড়ক দুর্ঘটনায় এক যুবক ( ২৫ ) নিহত হয়েছেন । তার পরিচয় পাওয়া যায়নি । মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে । এ সময় দুই পথচারী দেলোয়ার গাজী ( ৩৫ ) ও লিয়াকত ( ৩৬ ) গুরুতর আহত হন । . . . বিস্তারিত »
নেত্রকোনা , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : বিয়ের ১০ দিন যেতে না যেতেই যৌতুকের বলি হলো নববধূ জহুরা খাতুন ( ২০ ) । ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত গভীর রাতে জেলার দুর্গাপুর উপজেলার বাকলজুড়া ইউনিয়নের . . . . বিস্তারিত পড়ুন »
পাকিস্তানের জয়ে ব্যাট হাতে মিসবাহ ও ইউনিস খানের অর্ধশতকের পর দলনেতা শহীদ আফ্রিদির ৪ উইকেট মূল ভূমিকা রাখে । এই ৪ উইকেট দিয়ে আফ্রিদি ওয়ানডেতে ৩০১ উইকেট শিকারীদের কাতারে শরিক হলেন । এছাড়া শোয়েব আখতার ২টি উইকেট নেন ।
বাকি আটটি ইউনিয়নে সীমান ও মামলা সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে এবং একটি ইউনিয়নে ব্যালট বাক্স ছিনতাই হওয়ার ঘটনা নিয়ে সহিংসতার কারণে ফলাফল ঘোষণা করা হয়নি । শরীয়তপুর সদর : জেলার শরীয়তপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নে ৯ জুন নির্বাচন সম্পন্ন হয়েছে । এর মধ্যে ১০টি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষাণা করা হয়েছে এবং একটি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়নি । এদের মধ্যে তিনজন বিএনপি , সাতটি ইউনিয়নে আ . লীগ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । এসব ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানগণ হলেন , পালং ইউনিয়নে আতাউর রহমান গগন খান ( বিএনপি ) , তুলাসার ইউনিয়নে মাহবুব মোর্শেদ টিপু ( বিএনপি ) , আংগারিয়া ইউনিয়নে আঃ রব হাওলাদার ( বিএনপি ) , ডোমসার ইউনিয়নে মাস্টার মজিবুর রহমান খান ( আ . লীগ ) , চিকন্দী ইউনিয়নে এডভোকেট আবদুল মান্নান তালুকদার ( আ . লীগ ) , বিনোদপুর ইউনিয়নে আব্দুল হামিদ সাকিদার ( আ . লীগ ) , চিতলিয়া ইউনিয়নে আব্দুস সালাম হাওলাদার ( আ . লীগ ) , রুদ্রকর ইউনিয়নে হাবিবুর রহমান ঢালী ( আ . লীগ ) , চন্দ্রপুর ইউনিয়নে জাহাঙ্গীর সিকদার ( আ . লীগ ) , মাহমুদপুর ইউনিয়নে শাহ আলম মুন্সী ( আ . লীগ ) এবং শৌলপাড়া ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়নি । উল্লে ¬ খ্য , শৌলপাড়া ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই হওয়ার ঘটনা নিয়ে সহিংসতার কারণে এই ইউনিয়নে ফলাফল ঘোষণা করা হয়নি । গোসাইরহাট : জেলার গোসাইরহাট উপজেলায় পাঁচটি ইউনিয়নে গত ১২ জুন নির্বাচন সম্পন্ন হয়েছে । এর মধ্যে একটি বিএনপি , চারটি ইউনিয়নে আ . লীগ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । এসব ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানগণ হলেন , গোসাইরহাট ইউনিয়নে মোঃ তারিক আজিজ মোবারক ঢালী ( বিএনপি ) , কোদালপুর ইউনিয়নে এসএম মিজানুর রহমান মিজান ( আ . লীগ ) , নাগেরপাড়া ইউনিয়নে মাস্টার এনায়েতুল করিম মিলু ( আ . লীগ ) , নলমুড়ি ইউনিয়নে এসএম মাহফুজুর রহমান মাহফুজ ( আ . লীগ ) ও সামন্তসার ইউনিয়নে মোঃ আমির হোসেন পঞ্চায়েত ( আ . লীগ ) । নড়িয়া : জেলার নড়িয়া উপজেলার ১৪টি ইউনিয়নে গত ২৩ জুন নির্বাচন সম্পন্ন হয়েছে । এর মধ্যে একটি বিএনপি , ১৩টি ইউনিয়নে আ . লীগ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । এসব ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানগণ হলেন , নওপাড়া ইউনিয়নে মোঃ জাকির হোসেন মুন্সী ( বিএনপি ) , ডিঙ্গামানিক ইউনিয়নে আলহাজ্ব আনোয়ার হোসাইন খান ( আ . লীগ ) , চামটা ইউনিয়নে মোঃ গিয়াস উদ্দিন রাড়ী ( আ . লীগ ) , নশাসন ইউনিয়নে দেলোয়ার হোসেন তালুকদার ( আ . লীগ ) , ভোজেশ্বর ইউনিয়নে একেএম ইসমাইল হক ( আ . লীগ ) , বিঝারী ইউনিয়নে মোঃ আব্দুর রাজ্জাক হাওলাদার ( আ . লীগ ) , জপসা ইউনিয়নে আনোয়ার হোসেন মাদবর ( বিনা প্রতিদ্বন্দ্বিতায় - আ . লীগ ) , রাজনগর ইউনিয়নে মোঃ আলী আকবর মাদবর ( আ . লীগ ) , মোক্তারের চর ইউনিয়নে আলাউদ্দিন বেপারী ( আ . লীগ ) , কেদারপুর ইউনিয়নে আলমগীর হোসেন মাল ( আ . লীগ ) , ঘড়িষার ইউনিয়নে আব্দুর রব খান ( আ . লীগ ) , ফতেজঙ্গপুর ইউনিয়নে কামাল উদ্দিন হাওলাদার ( আ . লীগ ) , ভুমখারা ইউনিয়নে বাবুল ঢালী জাকির ( আ . লীগ ) , চরআত্রা ইউনিয়নে আবু সাইদ মোহাম্মদ আলিমুজ্জামান রতন মুন্সী ( আ . লীগ ) । জাজিরা : জেলার জাজিরা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নে গত ২৬ জুন নির্বাচন সম্পন্ন হয়েছে । এর মধ্যে সাতটি ইউনিয়নেই আ . লীগ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । এসব ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানগণ হলেন , সেনের চর ইউনিয়নে মোঃ ইসমাইল মোল্যা ( আ . লীগ ) , কুন্ডেরচর ইউনিয়নে মোঃ সালাউদ্দিন বেপারী ( আ . লীগ ) , পূর্ব - নাওডোবা ইউনিয়নে মোঃ খবির উদ্দিন ফরাজী ( আ . লীগ ) , পালেরচর ইউনিয়নে মোঃ আলতাফ হোসেন মুন্সী ( আ . লীগ ) , বিলাসপুর ইউনিয়নে মোঃ কুদ্দুস বেপারী ( আ . লীগ ) , নাওডুবা ইউনিয়নে একেএম ফজলুল হক ( আ . লীগ ) , জয়নগর ইউনিয়নে মোঃ ইসমাইল হোসেন খান ( আ . লীগ ) । বাকি পাঁচটি ইউনিয়নে সীমান ও মামলা সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে । ডামুড্যা : জেলার ডামুড্যা উপজেলার সাতটি ইউনিয়নে গত ২৯ জুন নির্বাচন সম্পন্ন হয়েছে । এর মধ্যে একটি বিএনপি , ছয়টি আ . লীগ প্রার্থী নির্বাচিত হয়েছেন । এসব ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানগণ হলেন , দারুল আমান ইউনিয়নে মোঃ নুরুল ইসলাম নুরু ( বিএনপি ) , শিধলকুড়া ইউনিয়নে আবুল কালাম সামছুদ্দিন ( আ . লীগ ) , ধানকাঠি ইউনিয়নে আব্দুর রাজ্জাক পিন্টু ( আ . লীগ ) , পূর্ব - ডামুড্যা ইউনিয়নে মাসুদ পারভেজ লিটন ( আ . লীগ ) , কনেশ্বর ইউনিয়নে মোঃ আনিছুর রহমান বাচ্চু মাদবর ( আ . লীগ ) , ইসলামপুর ইউনিয়নে দ্বীন মোহাম্মদ দুলাল মাদবর ( আ . লীগ ) ও সিড্যা ইউনিয়নে সৈয়দ মোঃ জেবুল হক ( আ . লীগ ) । ভেদরগঞ্জ : জেলার ভেদরগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে গত ৩ জুলাই নির্বাচন সম্পন্ন হয়েছে । এর মধ্যে চারটি বিএনপি ও নয়টি আ . লীগ প্রার্থী নির্বাচিত হয়েছেন । এসব ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানগণ হলেন , ছয়গাঁও ইউনিয়নে কামরুল হাসান ( ভূট্টু ) মজুমদার ( বিএনপি ) , ডিএম খালী ইউনিয়নে রফিকুল ইসলাম সরদার ( বিএনপি ) , আর্শিনগর ইউনিয়নে এসএম জাকির হোসেন ( বিএনপি ) , উত্তর তারাবুনিয়া ইউনিয়নে আলহাজ্ব ইউনুস আলী মোল্যা ( বিএনপি ) , মহিষার ইউনিয়নে হাজী নুরুল ইসলাম সিকদার ( আ . লীগ ) , নারায়নপুর ইউনিয়নে সালাউদ্দিন মাদবর ( আ . লীগ ) , রামভদ্রপুর ইউনিয়নে বিপ্ল ¬ ব সিকদার ( আ . লীগ ) , সখিপুর ইউনিয়নে মোঃ মোস্তাফিজুর রহমান সরদার ( আ . লীগ ) , চরভাগা ইউনিয়নে মোঃ দেলোয়ার হোসেন বেপারী ( আ . লীগ ) , দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে শাহাজালাল মাল ( আ . লীগ ) , চর সেনসাস ইউনিয়নে আনোয়ার হোসেন বালা ( আ . লীগ ) , চরকুমারিয়া ইউনিয়নে মোঃ মোজাম্মেল হক ( আ . লীগ ) , কাঁচিকাটা ইউনিয়নে আবুল হাসেম দেওয়ান ( আ . লীগ ) ।
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মেয়র মরহুম হাজী বিল্লাল হোসেন সরকারের কুলখানী গতকাল শনিবার তার নিজ গ্রাম উপজেলার ছেংগারচর পৌরসভার ছোট মরাধোন সরকার বাড়ীতে অনুষ্ঠিত হয় । উক্ত কুলখানী অনুষ্ঠানে চাঁদপুর ২ আসনের সাংসদ এয়ার ভাইস মার্শাল ( অবঃ ) এম রফিকুল ইসলাম , সাবেক প্রতিমন্ত্রী ঢাকা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী , মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তার , মবাংলাদেশ আওয়ামীলীগের উপ - কমিটির সহ সম্পাদক এ্যাডঃ নুরুল আমিন রুহুল , চাঁদপুর প্রেসক্লাবের সহ - সভাপতি একেএম শফিকউল্যাহ সরকার , জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ , কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জেষ্ঠ্য পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দীপু , উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ রুহুল আমিন , উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ , ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল , কামাল হোসেন খান , মতলব ( চাঁদপুর ) সংবাদদাতাঃ
- টাকা নাই মারাইস না , ইউসুফ ভাই , আই টিরে ক , টাকা দেওয়ার জন্য ।
আমি এসেছি আমার নাম লিখে রাখো । যারা এসে ফিরে গেছে তাদের ডেকো না । এই দ্যাখো আমাদের পতাকা এই দ্যাখো আমাদের মানচিত্র আমরা এসেছি আমাদের নাম লিখে রাখো যারা কাপুরুষ এসে ফিরে গেছে তাদের ডেকো না ।
ঢাকা , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : হরতালে পুলিশি হামলায় গুরুতর আহত বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে উন্নত চিকিৎসার জন্য নিউইয়র্কে নেওয়া হচ্ছে । আজ বুধবার রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ারলাইনসের টিকে ৫৮৫ ফ্লাইটে তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন । রাত সাড়ে ৯ টায় তিনি জানান , ' বাবাকে সন্ধ্যা ৬ টায় হযরত শাহজালাল ( রা . ) আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয় । রাত সাড়ে ৯টায় তিনি নিউইয়কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন । তার সঙ্গে গেছেন স্ত্রী কানিজ ফাতেমা ও ভাইয়ের ছেলে আসাদুজ্জামান । নিউইয়র্কে ফারুকের লিগামেন্টের চিকিৎসা করানো হবে বলেও জানান মেয়ে তামান্না । ( শীর্ষ নিউজ ডটকম / মাবি / ২৩ . ০০ঘ . )
COMPUTER ইঞ্জিনিয়ারিং ( CSE ) পরার জন্য বাংলাদেশ এ ভাল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ই কুনটা ? আমার এক বন্ধুর জন্য জানা দরকার । তার বাজেট ৩ লক্ষ টাকা মাত্র । এই বাজেট এর মধ্যে কুনটা ভালো হবে ? কারো যানা থাকলে জানাবেন দয়া করে ! ধন্যবাদ !
আরটিভি দুপুর ১ - ১০ অনুতপ্ত ( শাবনাজ , নাঈম ) বাংলাভিশন দুপুর ১ - ০৫ মনে রেখো আমায় ( রিয়াজ , পূর্ণিমা ) । জি বাংলা দুপুর ২ - ৩০ হাঁদা ভোঁদা ( মিঠুন , অরিত্র ) । সন্ধ্যা ৭ - ৩০ জি বাংলা গৌরব সম্মান ২০১১ । ডিডি বাংলা বিকেল ৪ - ৩০ . . . বিস্তারিত »
আজিব পোলা বলেছেন : এক ছাগলা গেছে আরেক ছাগলার ইন্টারভিউ নিতে ।
জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ - পরিদর্শক মো . রফিকুল ইসলাম জানান , তেতুইবাড়ি এলাকায় একটি ট্রাক অপর একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সাথে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ওই গাড়ির চার যাত্রী মারা যান । আহত বাস যাত্রীরা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ।
নিক - ১ বলেছেন : চেতনায়৭১ বলেছেন : সত্যি কথা কইতেছি । আজ ব্লগে ক্যাচাল লাগলে নাস্তিক , হিজবুতি ও মাজারী সব গুলারে পিটামু . . . . . . . এই চেতনা ৭১ হইতাছে আস্ত একটা দালাল । এই হালায় সবদিকে ঠিক রাখে
এ সময় আদালত বলে , " ভুলতো মানুষেরই হয় । আমাদের ভুল হলে আপনি হাইকোর্টে যেতে পারেন । "
সরকার সেলিম বলেছেন : অনেক আগে বাটালি হিলে একবার গিয়েছিলাম . . . . . ছবি গুলো দেখে বেশ ভালো লাগলো ।
লিখেছেন abdul baten » মঙ্গল জুলাই ০৫ , ২০১১ ১২ : ০৬ পূর্বাহ্ন
বিক্ষুব্ধ এলাকাবাসী তিতাস পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি ১০ - ১২টি যানবাহন ভাংচুর করে বলেও তিনি জানান ।
মতলবে গতকাল পিতা - পুত্রের লাশ দাফন সম্পন্ন নারায়নগঞ্জের শীতালক্ষ্যায় গত বুধবারের লঞ্চডুবিতে নিহত পিতা - পুত্রের লাশ গতকাল শুক্রবার মতলব উত্তর উপজেলায় দাফন করা হয় । পূর্ব লালপুর সরকার বাড়ীর রোমান সরকার ( ৩২ ) এর লাশ গতকাল দুপুর ১২টায় এবং বিকালে তার ১ বছরের আদরের পুত্র সন্তান রাহিমের লাশ তাদের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয় । আর রোমান সরকারের স্ত্রী রিপার লাশ দাফন করা হয়েছে গত বৃহস্পতি বার । রোমান সরকারের মা পুত্র , পুত্রবধু আর নাতিকে হারিয়ে নির্বাক । তার স্বজন স্থানীয় ইউপি চেয়ারম্যান শরীফ সরকার জানান , রোমান চাকুরীর সুবাদে চট্রগ্রামে থাকতেন । মায়ের কাছাকাছি থাকার জন্য কয়েকদিন আগে ঢাকায় বদলী হয়ে আসেন । অন্যদিকে কালিপুর , লালপুর , বদরপুর , ইমামপুরসহ এ অঞ্চলের আরো যারা ঐ লঞ্চে ছিল তাদের লাশের জন্য স্বজনরা শীতালক্ষায় ট্রলার নিয়ে এখনো খোঁজাখোঁজি করছেন । - - - - - - - - - - - - - - - - শামসুজ্জামান ডলার ঃ -
কুমিল্লা , ৭ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : কুমিল্লার ১৬ উপজেলার ১৬৯টি ইউনিয়নের নির্বাচন গত ৫ জুলাই সম্পন্ন হয়েছে । এতে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৮৪ , বিএনপি ৬৭ , জামায়াত ১০ , স্বতন্ত্র ৩ , এলডিপি ২ এবং জাতীয় পার্টি ও জাকের পার্টি ১টি করে আসনে বিজয়ী হয়েছেন । দাউদকান্দি উপজেলার ১৫টি ইউপিতে নির্বাচিতরা হলেন - দাউদকান্দি উত্তরে ইঞ্জিনিয়ার আবদুস সালাম ( আ ' লীগ ) , সুন্দলপুরে মো . আসলাম ( আ ' লীগ ) , বারপাড়ায় আলাউদ্দিন ( বিএনপি ) , গৌরিপুরে আবুল হাসেম ( বিএনপি ) , গোয়ালমারীতে রবিউল আহসান রবি ( বিএনপি ) , পদুয়ায় এসএম সোলায়মান ( বিএনপি ) , মোহাম্মদপুর পূর্বে শাহজালাল ( বিএনপি ) , মোহাম্মদপুর পশ্চিমে এডভোকেট শামছুল হক ( বিএনপি ) , বিটেশ্বরে খোরশেদ আলম ( বিএনপি ) , দৌলতপুরে হেলাল ইসহাক ( বিএনপি ) , মারুকায় শাহজাহান ভূঁইয়া ( আ ' লীগ ) , ঝিংলাতলীতে আলমগীর হোসেন ( আ ' লীগ ) , ইলিয়টগঞ্জ দক্ষিণে আনোয়ার হোসেন ( বিএনপি ) , ইলিয়টগঞ্জ উত্তরে লোকমান হোসেন ( বিএনপি ) ও পাঁচগাছিয়ায় জামাল চৌধুরী ( আ ' লীগ ) । চান্দিনা উপজেলার ১৩ ইউপিতে নির্বাচিতরা হলেন - মাইজখারে মো . সেলিম ( আ ' লীগ ) , বারেরায় জালাল উদ্দিন ( এলডিপি ) , এতবারপুরে একেএম মামুনুর রশিদ ( আ ' লীগ ) , বরকইটে নুরে আলম ( বিএনপি ) , মহিচাইলে বিদ্রোহী একেএম রুহুল আমীন ( আ ' লীগ ) , কেরনখালে হারুনুর রশিদ ( আ ' লীগ ) , মাধাইয়ায় আবুল হোসেন ভূঁইয়া ( বিএনপি ) , গল্লাইতে জসিম উদ্দিন ( আ ' লীগ ) , দোল্লাই নবাবপুরে মো . শাহজাহান ( জামায়াত ) , জোয়াগে আবু তাহের ( বিএনপি ) , বরকরইতে সামছুল আলম চৌধুরী ( স্বতন্ত্র ¿ ) , বাতাঘাসিতে শাহজাহান মিয়া ( এলডিপি ) ও সুহিলপুরে হারুনুর রশিদ ( বিএনপি ) । হোমনা উপজেলার ৯ ইউপিতে নির্বাচিতরা হলেন - মাথাভাঙ্গা ইউনিয়নে জাহাঙ্গীর আলম মোল্ল ¬ া ( বিএনপি ) , নিলখীতে আবদুল মান্নান প - িত ( আ ' লীগ ) , ঘাড়মোরায় শাহজাহান মোল্লা ( বিএনপি ) , আসাদপুরে জালাল পাঠান ( বিএনপি ) , ঘাগুটিয়ায় মফিজুল ইসলাম গণি ( বিএনপি ) , দুলালপুরে জসিম উদ্দিন সওদাগর ( আ ' লীগ ) , ভাষাণিয়ায় হাবিবুর রহমান হেবজু ( বিএনপি ) , জয়পুরে আবদুল আজিজ সাব মিয়া ( বিএনপি ) ও চান্দেরচরে আবুল বাশার মোল্লা ( আ ' লীগ ) । তিতাস উপজেলার ৯ ইউপিতে নির্বাচিতরা হলেন - কড়িকান্দিতে মোশাররফ হোসেন খন্দকার ( স্বতন্ত্র ) , নারান্দিয়ায় সালাউদ্দিন আহমেদ ( আ ' লীগ ) , কলাকান্দিতে বিএনপির জবেদ আলী , জগতপুরে আবদুর রাজ্জাক ভূঁইয়া ( স্বতন্ত্র ) , জিয়ারকান্দিতে এমদাদ হোসেন আকন ( বিএনপি ) , মজিদপুরে জসিম উদ্দিন ( বিএনপি ) , ভিটিকান্দিতে আবুল হোসেন মোল্লা ( আ ' লীগ ) , সাতানীতে দেলোয়ার হোসেন ধন মিয়া ( বিএনপি ) ও বলরামপুরে কামাল উদ্দিন ( বিএনপি ) । ব্রাহ্মণপাড়ার ৮ ইউপিতে নির্বাচিতরা হলেন - মালাপাড়ায় জাহাঙ্গীর আলম ভূঁইয়া ( বিএনপি ) , ব্রাহ্মণপাড়া সদরে হাজী জসিম উদ্দিন ( আ ' লীগ ) , দুলালপুরে কাশেদুল ইসলাম বাবু ( আ ' লীগ ) , শিদলাইতে আনোয়ার হোসেন মাসুম ( বিএনপি ) , সাহেবাবাদে জসিম উদ্দিন নান্নূ ( আ ' লীগ ) , চান্দলায় আরিফুল ইসলাম খোকন ( আ ' লীগ ) , শশীদলে নজরুল ইসলাম ( আ ' লীগ ) ও মাধবপুরে সুলতান আহমেদ ( আ ' লীগ ) । মেঘনা উপজেলার ৮ ইউপিতে নির্বাচিতরা হলেন - গোবিন্দপুরে মাইন উদ্দিন তপন ( বিএনপি ) , লুটেরচরে সানাউল্ল ¬ াহ সিকদার ( আ ' লীগ ) , মানিকারচরে আতাউর রহমান ভূঁইয়া ( বিএনপি ) , রাধানগরে আবদুল বাতেন ( আ ' লীগ ) , বড়কান্দায় মাজাহারুল হক ( আ ' লীগ ) , ভাউর খোলায় বিদ্রোহী ফারুক সরকার ( আ ' লীগ ) , চন্দনপুরে আহসানুল্ল ¬ াহ ( আ ' লীগ ) , চালিভাঙ্গায় বিদ্রোহী হুমায়ুন কবীর ( আ ' লীগ ) । নাঙ্গলকোট উপজেলার ১২ ইউপিতে নির্বাচিতরা হলেন - মক্রবপুরে মাজহারুল ইসলাম ছপু ( বিএনপি ) , হেসাখালে মাহফুজুর রহমান ( আ ' লীগ ) , আদ্রায় আশিকুর রহমান ( আ ' লীগ ) , দৌলখাড়ে আবুল খায়ের ( বিএনপি ) , জোড্ডায় আলী আক্কাস ( বিএনপি ) , বক্সগঞ্জে গোলাম রসুল ( বিএনপি ) , ঢালুয়ায় নাজমুল হাসান ভূঁইয়া বাছির ( আ ' লীগ ) , রায়কোটে মাওলানা জাফর আহমেদ ( জামায়াত ) , বাঙ্গড্ডায় ইয়াকুব মজুমদার ( আ ' লীগ ) , পেড়িয়ায় সহিদ উল্যাহ মিয়াজী ( জামায়াত ) , মৌকরায় সাইফুদ্দিন আলমগীর ( আ ' লীগ ) এবং সাতবাড়িয়ায় জালাল আহমেদ দুলাল ( বিএনপি ) । চৌদ্দগ্রাম উপজেলার ১৩ ইউপিতে নির্বাচিতরা হলেন - কাশিনগর ইউনিয়নে শহীদুল হক শাহীন ( আ ' লীগ বিদ্রোহী ) , উজিরপুর ইউনিয়নে মমিনুল ইসলাম ( বিএনপি ) , কালিকাপুরে সালাউদ্দিন ( আ ' লীগ ) , শ্রীপুর শাহজালাল মজুমদার ( আ ' লীগ ) , শুভপুরে আলমগীর কবির মজুমদার ( জাপা ) , ঘোলপাশায় ওয়াজী উল্ল ¬ াহ ভূঁইয়া খোকন ( জামায়াত ) , মুন্সিরহাটে মাহফুজুর রহমান ( আ ' লীগ ) , কনকাপৈতে ইকবাল হোসেন মজুমদার ( জামায়াত ) , বাতিসায় জিএম জাহিদ হোসেন টিপু ( আ ' লীগ ) , চিওড়ায় প্রার্থী আবু তাহের ( বিএনপি ) , জগন্নাথদিঘীতে মাহবুবুল হক খান ( আ ' লীগ ) , গুনবতীতে আনোয়ার হোসেন ( আ ' লীগ ) ও আলকরায় ইসমাইল হোসেন বাচ্চু ( আ ' লীগ ) । লাকসামের ৭ ইউপিতে নির্বাচিতরা হলেন - বাকই ইউনিয়নে আবদুল আউয়াল আবুল ( বিএনপি ) , মুদাফফরগঞ্জে বিদ্রোহী শাহআলম ( বিএনপি ) , কান্দিরপাড়ে আলহাজ নূর হোসেন ( বিএনপি ) , গোবিন্দপুরে মোবারক হোসেন ( আ ' লীগ ) , উত্তরদায় গোলাম রাব্বানী মজুমদার ( আ ' লীগ ) , আজগরায় রুহুল আমিন ( আ ' লীগ ) , লাকসাম পূর্বে আবুল কালাম আজাদ ( বিএনপি ) । মনোহরগঞ্জের ১১ ইউপিতে নির্বাচিতরা হলেন - খিলায় শহীদ উদ্দিন আহম্মদ ( বিএনপি ) , মৈশাতুয়ায় মোস্তফা কামাল ( আ ' লীগ ) , ঝলম উত্তরে আব্দুল হাই ( বিএনপি ) , ঝলম ( দক্ষিণ ) মোশাররফ হোসেন হাওলাদার ( বিএনপি , বিদ্রোহী ) , বাইশগাঁওয়ে আলমগীর হোসেন বিএসসি ( বিএনপি ) , হাসনাবাদে আ . মুন্নাফ ( বিএনপি ) , সরসপুরে বিদ্রোহী গোলাম সরওয়ার ( আ ' লীগ ) , লক্ষণপুরে এডভোকেট আ . বাতেন ( জামায়াত ) , নাথের পেটুয়ায় আবু তাহের কোম্পানি ( বিএনপি ) , বিপুলাসারে মোবারক হোসেন ডিলার ( আ ' লীগ ) ও উত্তর হাওলায় আব্দুল হান্নান হিরণ ( আ ' লীগ ) । সদর উপজেলার ৬ ইউপিতে নির্বাচিতরা হলেন - দুর্গাপুর উত্তরে আবুল কালাম আজাদ ( আ ' লীগ ) , দুর্গাপুর দক্ষিণে আমিনুল হক ( বিএনপি ) , কালির বাজারে সেকান্দর আলী ( আ ' লীগ ) , জগন্নাথপুরে মামুনূর রশিদ ( আ ' লীগ ) , আমড়াতলীতে কাজী মোজাম্মেল হক ( আ ' লীগ ) ও পাঁচথুবীতে আবুল কাশেম ( বিএনপি ) । বুড়িচংয়ের ৭ ইউপিতে নির্বাচিতরা হলেন - রাজাপুরে সিরাজুল ইসলাম মাস্টার ( বিএনপি ) , বাকশীমুলে নুরুল ইসলাম ( আ ' লীগ ) , সদরে জাভেদ কাউসার সবুজ ( বিএনপি ) , ষোলনলে বিল্লাল হোসেন ( আ ' লীগ ) , পীর যাত্রাপুরে জাকির হোসেন ( আ ' লীগ ) , মোকামে জয়নাল আবেদীন ( বিএনপি ) ও ময়নামতিতে লালন হায়দার ( আ ' লীগ ) । বরুড়ার ৯ ইউপিতে নির্বাচিতরা হলেন - ভবানীপুরে সৈয়দ রেজাউল হক রেজু ( বিএনপি ) আগানগরে মাজাহারুল ইসলাম মিঠু ( আ ' লীগ ) , খোশবাসে জাকির হোসেন ( জামায়াত ) , চিতড্ডায় মনিরুজ্জামান জামাল ( আ ' লীগ ) , আড্ডায় জাকির হোসেন বাদল ( আ ' লীগ ) , আদ্রায় ফজলুল হক ( বিএনপি ) , ঝলমে ইয়াছিন মিয়াজী ( বিএনপি ) , পয়ালগাছায় সৈয়দ জসিম উদ্দিন ( আ ' লীগ ) ও লক্ষীপুরে জাকের পার্টির আনোয়ারুল ইসলাম । কুমিল্লা সদর দক্ষিণে ৭ ইউপিতে নির্বাচিতরা হলেন - জোড়কানন পশ্চিমে মোস্তফা মোরশেদ চৌধুরী ( বিএনপি ) , চৌয়ারায় আহসান হাবিব দুলাল ( বিএনপি ) , বারপাড়ায় হুমায়ুন কবির ( বিএনপি ) , গলিয়ারায় জহিরুল ইসলাম ( জামায়াত ) , জোড়কানন পূর্বে মমিনুল ইসলাম ( জামায়াত ) , পেরুল দক্ষিণে গোলাম সরওয়ার মজুমদার ( জামায়াত ) ও পেরুল উত্তরে আবুল হাসেম ( আ ' লীগ ) এগিয়ে রয়েছেন । দেবিদ্বার উপজেলার ১৩ ইউপিতে নির্বাচিতরা হলেন - বড়শালঘরে বিদ্রোহী জহিরুল ইসলাম ভূঁইয়া ( বিএনপি ) , ইউসুফপুরে ডা . জসিম উদ্দিন ( আ ' লীগ ) , রসুলপুরে আবুল কাশেম ( আ ' লীগ ) , সুবিলে এমএ রশিদ ( আ ' লীগ ) , ফতেহাবাদে খন্দকার এমএ ছালাম ( বিএনপি ) , এলাহাবাদে বিদ্রোহী সিরাজুল ইসলাম ( আ ' লীগ ) , জাফরগঞ্জে মিজানুর রহমান ( বিএনপি ) , রাজামেহারে জাহাঙ্গীর আলম ( আ ' লীগ ) , ভানীতে এমএ হান্নান ( আ ' লীগ ) , ধামতীতে ময়নাল হোসেন মনির ( আ ' লীগ ) , সুলতানপুরে মোশারফ হোসেন ( আ ' লীগ ) , বরকামতায় হারুন অর রশিদ ( বিএনপি ) , মোহনপুরে তাজুল ইসলাম ( আ ' লীগ ) । মুরাদনগরের ২২ ইউপিতে নির্বাচিতরা হলেন - শ্রীকাইলে আবুল হাসেম বেগ ( আ ' লীগ ) , আকুবপুরে আবু বকর ছিদ্দিক ( বিএনপি ) , আন্দিকুটে ওমর ফারুক সরকার ( আ ' লীগ বিদ্রোহী ) , পূর্ব ধইর পূর্বে বনকুমার ( আ ' লীগ ) , পূর্ব ধইর পশ্চিমে শফিকুল ইসলাম ( আ ' লীগ ) , বাঙ্গরা পূর্বে আবদুল হাকিম সওদাগর ( আ ' লীগ ) , বাঙ্গরা পশ্চিমে মহিউদ্দিন অঞ্জন ( বিএনপি ) , চাপিতলায় মামুনুর রশিদ ( বিএনপি ) , কামাল্ল ¬ ায় ফিরোজ খান ( আ ' লীগ ) , যাত্রাপুরে আবুল কালাম ( আ ' লীগ ) , রামচন্দ্রপুর দক্ষিণে আবদুল লতিফ ( আ ' লীগ ) , রামচন্দ্রপুর উত্তরে ছফু মিয়া সরকার ( আ ' লীগ ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় , মুরাদনগর সদরে মোস্তাক আহমেদ মাসুদ ( বিএনপি ) , নবীপুরপূর্বে কাজী আবুল খায়ের ( আ ' লীগ ) , নবীপুর পশ্চিমে কামাল উদ্দিন ( আ ' লীগ ) , ধামঘরে ওমর ফারুক ( আ ' লীগ ) , জাহাপুরে সৈয়দ তৌফিক মীর ( বিএনপি ) , ছালিয়াকান্দিতে আবু মুসা সরকার ( আ ' লীগ ) , দারুরায় আবদুল কাদের মোক্তার ( আ ' লীগ ) , পাহাড়পুরে শামছুল আলম ( বিএনপি ) , বাবুটিপাড়ায় জাকির হোসেন মুন্সী ( আ ' লীগ ) ও টনকিতে জাকির হোসেন ( আ ' লীগ ) । উল্লেখ্য , জেলার মোট ১৮৪টি ইউনিয়নের মধ্যে ১৫টিতে মামলা সংক্রান্ত জটিলতায় নির্বাচন স্থগিত রয়েছে । বাকি সদর দক্ষিণ উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের শানিচৌঁ কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এমএল / রাজ / ১০ . ২১ ঘ . )
ক্যমেরাটা সত্যই জটিল । হেডফোনটাও যা - তা । কিন্তু আমার ভালো না লাগার মধ্যে ভালো লাগেনি এর কানেক্টরটা । বাদবাকী সবই সুন্দর ।
বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ২ নং এ । আর বাংলা ব্লগ এর মাঝে এটি বাংলাদেশের ১নং বাংলা ব্লগ । অসাধারণ একটি বাংলা ব্লগ । এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ব্লগিং করতে আসে । এটির ওয়ার্ড র্যাকিং 3 , 865
গাজীপুর , ১২ জুলাই : গাজীপুরের কালিয়াকৈর - ফুলবাড়িয়া সড়কের কালিয়াকৈর উপজেলার নামাশুলাই নামক এলাকায় যাত্রীবাহী টেম্পু ও ট্রাকের সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত ও ১২ জন আহত হয়েছে । মঙ্গলবার দুপুরের এই দুর্ঘটনায় নিহত স্কুলছাত্রের নাম ইমরান হোসেন ( ১২ ) । সে উপজেলার বাঘাবাড়ি এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং চাপাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র । কালিয়াকৈর থানার উপ - পরিদর্শক ( এসআই ) কুতুব উদ্দিন জানান , মঙ্গলবার দুপুর দেড়টার দিকে একটি যাত্রীবাহী টেম্পু কালিয়াকৈর থেকে ফুলবাড়িয়া যাচ্ছিল । যাত্রীবাহী টেম্পুটি নামশুলাই এলাকায় পৌঁছালে . . . বিস্তারিত »
আমার নাম গোঁসাই পাহলভী । এটা আমার উপনাম । মামার দেয়া নামটা কাগজ - পত্রে সাঁটা হয়ে থাকলো যেটা মুহম্মদ কামরুজ্জামান হিসাবে । বাবার দেয়া নামটাও নয় , মায়েরটাও নয় । এই তো । জন্ম গ্রহণ করেছি ১৯৮৩ সালের ৩ অগস্ট , ঢাকায় । দাদার বাড়ী বরিশাল । ওখানে মাঝে মাঝে বেড়াতে যাই । পরিনত বয়সে ওখানেই কাটাবো আশা করি ।
মা , একটা বউকেই সামলাতে হিমশিম খাচ্ছি প্রতিনিয়ত । তাই , এবার হ্যা বলেছি , যেন এরকম ৩টা গছিয়ে দেয়ার কোন ক্ষেত্র সৃষ্টি না হয় । দয়া করো মা , আমাকে শুধু আমার যেমন তেমন একমাত্র বউটাকে এনে দিন . . . তাহলেই আমি বেঁচে যাই ।
ব্রাহ্মণবাড়িয়া , ১২ জুলাই : ব্রাহ্মণবাড়িয়ার কুটি চৌমুহনী বাস স্ট্যান্ডের কাছে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছে । মঙ্গলবার দুপুর আড়াইটায় এ দুঘর্টনা ঘটে । নিহতরা হচ্ছেন , কুমিল্লার মুরাদনগরের যাত্রাপুরের দুলাল ( ২৮ ) ও দূর্জয় ( ২৫ ) । তারা দু ' জন কাপড়ের ব্যবসায়ী । কসবা থানার এস আই . . . . বিস্তারিত »
আরেক চুমুকে গেলাম খালি কৈরা নিঝুম জিজ্ঞেস করলো কি খুজতাছিলা ? - টাওয়াল ।
প্রতাপাদিত্য । " সে তো বুঝিলাম , তবে এতদিন পরে আজ যে সহসা তাহা মনে পড়িল ? "
Artisteer দিয়ে থিম তৈরী করেছি । কিনতু একদম নিচে : Powered by WordPress and WordPress Theme created with Artisteer . মুছতে পারছিনা । Artisteer দিয়ে থিম তৈরির সময় সাইড বারে যে option দেয়া থাকে তা edit করতে পারছি . . .
চিন্হিত করো , দাখিল করো কারবালা কারাগার ।
ওয়াসিম বলেছেন : শেয়ার করার জন্য ধন্যবাদ , আমরা কিন্তু আপনার মার্জিত হাসির হাসির কৌতুকের অপেক্ষায় আছি , শুভকামনা রইল ।
প্রতিটি স্বাধীন দেশেরই নিজস্ব জাতীয় পতাকা থাকে । বাংলাদেশেরও জাতীয় পতাকা রয়েছে । এই পতাকাটি আমরা সবাই চিনি । সবুজের ভেতর লাল বৃত্ত । ক্রিকেট খেলায় বাংলাদেশকে সমর্থন করার জন্য আমরা অনেকেই স্টেডিয়ামে এই পতাকা নিয়ে যাই । আজ আমরা যত সহজে আমাদের ছাদে , কিংবা বারান্দায় অথবা পড়ার টেবিলে পতাকা উড়াই , একসময় সেটাই ছিল কঠিন । ১৯৭১ সালে এই পতাকার জন্য বাঙ্গালীদের হানাদার পাকিস্তানী আর্মির সঙ্গে লড়তে হয়েছে পুরো নয়টি মাস । ঝরে গেছে ৩০ লক্ষ প্রাণ । একটি পতাকা মানে একটি স্বাধীন দেশ , পতাকা ভালোবাসা মানে নিজের দেশকে ভালোবাসা ।
খরচ কমে যায় । আমাদের মধ্যে যারা মডেম ব্যবহার করি এবং ১ জিবি প্যাকেজ হিসেবে ইন্টারনেট চালাই তাদের জন্য বিষয়টি অত্যন্ত উপকারী । আপনার ব্রাউজিং এর সময় অফলাইন ডাটাগুলো লোড হয়ে ব্রাউজ হবে আরো দ্রুত । , Gmail , Google Docs , Myspace , Google Reader , Picasa Web Album ইত্যাদিতে গুগল গিয়ার দারুণ কাজ করে । এটি ব্যবহার করতে আপনাকে একটু সাবধানী হতে হবে কারণ যেহেতু অফলাইন ডাটা সেভ থাকে তাই ইন্টারনেট সংযোগ ছাড়াও ব্যক্তিগত তথ্য দেখা যেতে পারে । Download link .
পাঁচ এক্কে পাঁচ সাহাবারা কেমন ছিলো ? স্বচ্ছ যেমন কাঁচ ।
বগুড়া , ২৫ জুন : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের ( ইউপি ) নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে । বেসরকারি ফলাফলে পাঁচটি ইউপি ' র দু ' টিতে বিএনপি দু ' টিতে স্বতন্ত্র ও একটিতে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন । দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়নে বিএনপি সমর্থিত বাবুল হোসেন প্রামানিক , চামরুল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী . . . . বিস্তারিত »
কিরণ মনে মনে কহিল , ' দেখো একবার , ব্যাপারখানা দেখো । হরিদাস কি আমাদের পর । নিজের ছেলের সামগ্রী ভোগ করিতে আবার লজ্জা কিসের । আর , জিনিসপত্র মানুষের সঙ্গে যাইবে না কি । আজ না হয় কাল ছেলেপুলেরাই তো ভোগ করিবে । '
চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী সহিংসতায় আহত ১৫ : দোকানপাট ভাংচুর
ঢাকা , ২৭ জুন ( শীর্ষ নিউজ ডেস্ক ) : আফগানিস্তানের পূর্বাঞ্চলের দুটি প্রদেশে রকেট হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই । গত কয়েক সপ্তাহ ধরে এ হামলায় ১২ শিশুসহ ২৬ জন নিহত হয়েছে বলে তিনি অভিযোগ করেন । রোববার হামিদ কারজাই তার সরকারি বাসভবনে এক বিবৃতিতে এ কথা জানান । আফগান সীমান্ত কর্মকর্তা জানিয়েছে , দেশটির কুনার ও নানগাহার প্রদেশে ন্যাটো বাহিনী প্রত্যাহার করার পর পাকিস্তান তালেবানরা এ প্রদেশে অবস্থান করছে । এতে পাকিস্তান সীমান্ত থেকে হামলা চালানো হয় । এ হামলার দায় পাকিস্তান সেনাদের বলে অভিযোগ করেছেন কারজাই । তিনি বলেন , পাকিস্তানি সেনারা যদি এ হামলা নাও ঘটিয়ে থাকে তাহলে কে ঘটিয়েছে তা পাকিস্তানকে পরিষ্কার করতে হবে । আফগান মুখপাত্র মোহাম্মদ জাহির আজিমি বলেন , এ হামলা পাকিস্তান সীমান্ত থেকে করা হয়েছে । এতে আফগান বেসামরিক লোকদের হতাহতের পাশাপাশি ২ হাজার পরিবার অন্যত্র চলে গিয়েছে । তিনি সতর্ক করে দিয়ে বলেন , আফগানিস্তান নিজেই এ হামলা মোকাবেলা করবে । এদিকে গত রোববার তেহরানে সন্ত্রাস মোকাবেলা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তালেবানদের সাথে পাকিস্তানের নিরাপত্তা সদস্যদের দীর্ঘস্থায়ী সম্পর্কের অবসানে পাকিস্তানকে আহ্বান জানান কারজাই । ( শীর্ষ নিউজ ডটকম / এমইউ / এআই / ১৩ . ৪৫ঘ )
ধন্যবাদ বড় ভাই । আপনি কি আমার উপর রেগে আছেন ?
২ । পুরুষঃ তাকবীরে তাহরিমার * সময় উভয় হাতের তালু ক্বিবলাহর দিকে করিয়া হাতের আঙ্গুল স্বাভাবিক অবস্থায় ক্বিবলাহর দিকে ঝুকাইয়া কান বা চেহারা বরাবর উঠাইবেন , কনুই শরীর হইতে পৃথক রাখিবেন ।
আমি একজন মানুষ আমার কথা বলার জন্য মুখ আছে , আঁকড়ে ধরার জন্য হাত আছে , চলাফেরা করার জন্য পা আছে , উপলব্ধি করার জন্য মন আছে কিন্তু কেউ কি জানে আমার ভেতরে এক আমি আছে ।
সরকার গরীব মানুষের জন্য খোলা বাজারে ন্যায্য মূল্যের চাল বিতরণ শুরম্ন করলেও তাদের কপালে তা জুটছে না । এ ছাড়া খবর পাওয়া গেছে , স্থানীয় প্রভাবশালী ডিলাররা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে ওই চাল কালো বাজারে বিক্রি করছে । জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন বলেন , রংপুর বিভাগের দিনাজপুর জেলায় ৩ লাখ , নওগাঁতে দেড় লাখ , ঠাকুরগাঁওয়ে ৫০ হাজার , পঞ্চগড়ে ২০ হাজার , জয়পুরহাটে ৫০ হাজার এবং রংপুরে ৬০ হাজার আদিবাসী বসবাস করছে । তাদের মাঝে প্রায় ২০ হাজার বৃদ্ধ - বৃদ্ধা শীতে মানবেতর জীবন - যাপন করছে । শীতবস্ত্র ক্রয় করার সামর্থ্য তাদের নেই । এখন পর্যমত্ম সরকারি বা কোন দাতাগোষ্ঠী শীতবস্ত্র নিয়েও আসেনি ।
শান্তিপূর্ণ হরতালে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের ন্যাক্কার জনক হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন , " এ ধরণের হামলা অসভ্য যুগকে ছাড়িয়ে গেছে । " তিনি বলেন , " আজকের হরতালে বিকাল ৫টা পর্যন্ত সারা দেশে ইসলামী আন্দোলনের এক হাজার ২৫১ জন নেতাকর্মী গ্রেফতার ও আহত হয়েছেন দুই হাজার ৫৭৩ জন । "
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় বুধবার রাতে পৌর এলাকার আমলাপাড়া ও গয়লা মহল্লার মামুন ও রায়হানের মধ্যে কথাকাটির জের ধরে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে । পরে তা দুই মহল্লা বাসীর মধ্যে ছড়িয়ে পরে । কয়েক দফরি এই সংঘর্ষ গভীল রাত পর্যন্ত চলে । সংঘর্ষ চলাকালে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় মহিলা সহ অন্তত ২৫ জন আহত হয় । এসময় ৭ টি বাড়ী ও দোকানে হামলা চালিয়ে ভাংচুর করা হয় । পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । এলাকায় উত্তেজনা বিরাজ করছে । #
তির্যক বলেছেন : শিরোনামেই ফিদা । তবু এসব দেখে আমাদের দিধ্বা জাগে , আছি কোন খানে । মানে , জগন্য মানসিকতার বহিপ্রকাশ । বিশ্বাস করুন সিট কিন্তু খালি যাবে না । সিট খালি যাওয়াও উচিত হবে না । তখন আমাদেরি বদনামহবে । গলায় কাটা বাদলে বাধ্য হয়ে শুননা ভাত খেতেই হয় ।
Recent ( ফোল্ডার ) হচ্ছে Windows অপারেটিং সিস্টেম এর বিরক্তিকর ফিচারের একটি । কম্পিউটারে কোন ধরনের ফাইল যেমন । . ( jpg ) ( . avi ) ( . txt ) ইত্যাদি ফরম্যাটের ফাইল ওপেন করলে তার একটি শর্টকাট এই ফোল্ডারে গিয়ে জমা হয় । প্রতিদিন আমাদের এই ফোল্ডারটি ক্লিয়ার করতে হয় । এর থেকে ভাল হয় যদি আমরা এই ফাইল জমা হওয়ার রাস্তা বন্ধ করে দেই । তাহলে প্রতিদিন আর কষ্ট করে ক্লিয়ার করতে হবে না । তাহলে আসুন বন্ধ …
বরিশাল থেকেঃ দেশব্যাপী হিফযুল কুরআন প্রতিযোগিতা পিএইচপি কুরআনের আলো বরিশাল অঞ্চলের অডিশন ও বাছাই পর্ব সম্পন্ন হয়েছে । শনিবার দিনব্যাপী বরিশাল নগরীর জামে কসাই মসজিদে এ বাছাই পর্ব সম্পন্ন হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামে কসাই মসজিদের খতিব মাওলানা কাজী আবদুল মান্নান । প্রধান অতিথি লাইট এন্ড সাইড পিএইচপি হিফযুল কুরআন প্রতিযোগিতার পরিচালক তারিক শাহরিয়ার ।
বউভাতের নিমন্ত্রণে আহূতদের সংখ্যা অসম্ভব রকম অধিক ছিল না । ছিল ঐ শচীশ ।
এই মামলায় সোমবার হাজিরা দিতে এডভোকেট আবদুস সালাম বরগুনায় আসলে শুনানী শেষে আদালত থেকে বের হবার সময় আদালত চত্ত্বরে অ্যাডভোকেট মনোয়ারা আক্তার তাকে প্রথমে চড় - থাপ্পর শুরু করেন । পরবর্তীতে তার স্বামী অ্যাডভোকেট জিয়াউদ্দিন ও তার জুনিয়র জামাল হোসেন একত্রিত হয়ে জিয়াউদ্দিনকে লাঞ্ছিত করেন ।
বারইয়াহাট পৌর এলাকায় ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের দুপাশ পরিণত হয়েছে খোলা ডাস্টবিনে । এসব বর্জ্য দীর্ঘদিন পরিষ্কার না করায় দুর্গন্ধ ছড়াচ্ছে আশপাশে । এতে সৌন্দর্য্যও নষ্ট হচ্ছে । অথচ পৌরসভাটিকে রাজধানী ঢাকার বনানী - গুলশানের আদলে একটি অত্যাধুনিক মডেল পৌরসভা গঠন ছিল বর্তমান সংসদ নির্বাচনী প্রতিশ্রুতি ।
রাজশাহী , সাব্বির আহম্মেদ মাসুদ : জেলার গোদাগাড়ী উপজেলা নির্বাচনে ৯টি ইউনিয়নের ৫টিতে বিএনপি , ৩টিতে আওয়ামী লীগ ও ১টিতে জামায়াতের প্রার্থী নির্বাচিত হয়েছে । বেসরকারীভাবে পাওয়া গত বৃহস্পতিবার নির্বাচনের শেষ খবর পাওয়া পর্যন্ত গোদাগাড়ী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মাসিদুল গনি মাসুদ , ( আ . লীগ ) , মোহনপুর ইউনিয়নের খাইরুল ইসলাম ( বিএনপি ) , রিশিকুল ইউনিয়নে জাহাঙ্গীর আহম্মেদ সরকার ( বিএনপি ) , পাকড়ী ইউনিয়নের আনোয়ারুল ইসলাম ( বিএনপি ) , গোগ্রাম ইউনিয়নের হযরত আলী ( বিএনপি ) , মাটিকাটা ইউনিয়নের নুরুল ইসমাল ( জামায়ত ) , বাসুদেবপুর ইউনিয়নের আতাউর রহমান তরিকুল ( আ . লীগ ) , চর আষাড়িয়াদহ ইউনিয়নের গোলাম মোস্তফা ( বিএনপি ) এবং দেওপাড়া ইউনিয়নের আক্তারুজ্জামান ( আ . লীগ ) নির্বাচিত হয়েছেন বলে প্রাপ্ত খবরে জানা গেছে ।
লামাকাজী ইউনিয়ন পরিষদে ৬৪৯৫টি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া ( তালা ) । তার প্রতিদ্বন্দি ¡ উপজেলা আওয়ামীলীগের স ¡ াস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ শাহনুর হোসাইন ( আনারস ) ৩৮৩৫টি , আব্দুল হান্নান ( দেয়াল ঘড়ি ) ৩৩৯৬টি ভোট পেয়েছেন ।
নিহত জামাল উদ্দিন ( ৩২ ) সাভারের কালিয়াকৈর এলাকার বাদশা মিয়ার ছেলে । সে একটি হত্যা মামলার প্রধান আসামী । আশুলিয়া থানার উপ - পরিদর্শক ( এসআই ) ইলিয়াছুর রহমান জানান , গভীর রাত আনুমানিত আড়াইটার দিকে সাভারের আউখপাড়া এলাকার কনকর্ড হাউজিং - এর ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে । তার বাম পা ও কান কেটে দ্বি - খন্ডিত করা হয়েছে । প্রচন্ড রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে বলে তিনি ধারনা করছেন । তিনি আরও জানান , ময়নাতদন্তের জন্যে সকালে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে । নিহত জামাল উদ্দিন তার শ্যালক পোশাক শ্রমিক মোঃ ইব্রাহিম ( ১৩ ) হত্যা মামলার প্রধান আসামী । এবং তার পরিবারের সদস্যরাও ওই মামলার আসামী । তাই গ্রেফতারের ভয়ে কেউ থানায় লাশের খোজ নিতে এমনকি মামলা করতে আসেনি বলে তিনি জানান । উল্লেখ্য , জামাল উদ্দিন গত বুধবার রাতে শ্যালক ইব্রাহিমকে বাড়ির পার্শে আকরান বাজারে গিয়ে চা খাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় । পরদিন বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে পুলিশ বিরুলিয়া ইউনিয়ন পরিষদের পিছনে শশা খেতের ভিতরে জবাই ও ছুরিকাঘাত করা ইব্রাহিমের লাশ উদ্ধার করে । ওই ঘটনায় ইব্রাহিমের পিতা পরশ আলী বাদী হয়ে সাভার মডেল থানায় জামাল উদ্দিনসহ কামাল , জসিম , বাদশা ও অজ্ঞাতনামা ৫ / ৬ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করে ।
তাজদীদ ভাই দারুন সব ইমপরটেন্ট টপিক এর উপর পোস্ট করেন । কোন ভাষায় যে আপনার প্রশংসা করবো … বুঝতে পারছি না !
পাট ভাঙ্গা ধুতি আর ফিনফিনে পাঞ্জাবী পইরা কি আর ডাকাতি করন যায় , এর লাইগা লুঙ্গি কাছা দিয়া ফিল্ডে নামতে হয়
প্রসঙ্গত , বরিশাল বিএনপিতে দীর্ঘ দিন ধরে কোন্দল চলে আসছে । এক গ্রুপে হলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহানগর শাখার সভাপতি এমপি মজিবর রহমান সরোয়ার । অপর গ্রুপে হলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী সম্পাদক বিসিরি সাবেক মেয়র আহসান হাবীব কামাল । আহসান হাবীব কামালের গ্রুপের সঙ্গে বছরখানেক আগে যোগ দেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান রাজন । কিন্তু বর্তমানে কিছুদিন ধরে নজরুল ইসলাম খান রাজন পৃথকভাবেই সকল কর্মসূচী পালন করে আসছেন ।
@ হোরাস্ , ঐটা মনে নাই , দিয়া দেন । আরেকটা হালকা মনে পড়ে বিয়ের পাত্র ব্লগায় , ঐটাও থাকলে দেন ।
সোমবার সোমবার মধ্যরাতে ছোট ভাইয়ের ( রেজা য়ারিফ ) স্ত্রীর একটি পুত্র সন্তান হল । অনেকদিন থেকেই বেশ শারীরিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিল । তাছাড়া বাচ্চাটা পৃথিবীতে আসার পূর্ণ মেয়াদ হয়নি । তবু বাধ্য হয়ে অপারেশন করতে হল । প্রথমে বাচ্চাটাকে রাখা হল ইনকিউবিটরে । অক্সিজেন সাপোর্ট দিয়ে । ফুসফুসের কার্যক্ষমতা পুরো না হবার কারনে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল পিচ্চি বাবুটার । একদিন অপেক্ষার পর ছোট বাচ্চাটাকে ভেল্টিলেটরের সাপোর্ট দিতে হল । মা এক জায়গায় , আর বাচ্চাটা এক জায়গায় ! সোমবার থেকে মা আর ছেলেটা হাসপাতালে । গতকাল ডাক্তার বললেন , অবস্থা আগের চেয়ে ভাল । আশা করছেন , আগামী ৫ / ৭ দিনের মধ্যে মা আর সন্তানকে ছেড়ে দিতে পারবেন । গতকালই বিলের খবর নিতে যেয়ে আমি হার্টবিট মিস করে ফেলেছি । ভুল শুনেছি মনে করে আবার জেনে নিশ্চিত হলাম যে , ৫ দিনে বিল এসেছে ২ লাখ ৭০ হাজারের কিছু কম বেশি . . .
তূর্য বলেছেন : শেয়ার বাজার নিহত ! বাংলাদেশ ফান্ড হাসপাতালে মমূর্ষ অবস্থায় ! রক্তের প্রয়োজন , রক্তের গ্রুপ - আবুল মালের পদত্যাগ ।
লালমনিরহাট , ২৭ জুন : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার হোসনাবাদ বড়বাড়ী ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী গ্রামে সাজেদা আক্তার ( ১২ ) নামে এক ছাত্রীর মুখে এসিড নিক্ষেপ করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা । সোমবার পাটগ্রাম উপজেলা সদর থেকে ২৭ কিলোমিটার দূরে দুর্গম এলাকায় এই ঘটনাটি ঘটেছে । পাটগ্রাম থানার পরিদর্শক . . . বিস্তারিত »
বান্দরবানে এক আনসার কর্মচারী ব্লেইড ও লাঠির আঘাতে গুরুতর জখম করেছে দ্বিতীয় স্ত্রীকে
আল্লামা আব্দুন নূর । তালামীয শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপসি ' ত ছিলেন তালামীয কেন্দ্রীয় পরিষদের অফিস সম্পাদক মোঃ বেলাল আহমদ , বিশেষ অতিথি ছিলেন তালামীয মৌলভীবাজার জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ আলাউর রহমান টিপু । আমন্ত্রিত অতিথি হিসেবে উপসি ' ত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব , শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম সাইদুর রহমান তালুকদার । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ সালেহ আহমদ , সাবেক তালামীয নেতা ময়িউজুল হক মাইজু প্রমুখ ।
আমরা যারা সাধারণ পাঠক তাদের কথা আর চিন্তার সাথে যদি কবি / লেখকদের চিন্তা / লেখার পার্থক্য না থাকে সে লেখা খুব বেশী মানুষকে আকৃষ্ট করেনা । আর কোন লেখকই শুধু নিজে পড়ার জন্য লেখেননা । ভালো ভালো লেখা পড়ব সেই আশায় আছি ।
এখনে মনের জ্বলনটা প্রেমিকার দিলে হিট করার জন্য নীচে থাকবে , . . . ওরে জানেমান ! আহারে জানেমান ! ! আহ ! ! !
পোরশা ( নওগাঁ ) প্রতিনিধি : : জাতীয়তাবাদী দল ( বিএনপি ) দুদিন ব্যাপি ডাকা হরতাল পোরশায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে । গত বুধবার ও বৃহস্পতিবার ডাকা হরতাল চলাকালে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে ভারী কোনো যানবাহন চলাচল করেনি ।
পত্নীতলা ইউনিয়নে এই প্রকল্পের আওতায় ১২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত তথ্য সংগ্রহ করা হবে । ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশনের কার্যক্রম চলবে । এ জন্য ৫০ জন তথ্য সংগ্রহকারী এবং ১০ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে ।
৪ . মওলানা সৈয়দ মোহাম্মদ মাসুম : কেন্দ্রীয় মজলিশে সাদারাত সদস্য , বাংলাদেশ ইত্তেহাদুল উম্মাহ
বাগেরহাট , ৯ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : বাগেরহাটের রামপালে প্রস্তাবিত কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রতিবাদে শনিবার সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপাসহ পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের ডাকা নাগরিক সমাবেশ ও মানববন্ধন . . . . বিস্তারিত পড়ুন »
যশোর , ১২ জুলাই : যশোর সদর উপজেলার সাজিয়ালি গ্রাম থেকে এক নারী ও তিন শিশুকে সোমবার দুপুরে উদ্ধার করা হয়েছে । এসময় দুই পাচারকারীকেও আটক করে পুলিশ । উদ্ধারকৃতরা হলো সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী মুসলিমা বেগম ( ২৬ ) , তার মেয়ে ফারজানা ( ৫ ) , . . . . বিস্তারিত »
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মাহবুব আরা গিনির সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন , " সাধারণ মানুষের মুখের গ্রাস নিয়ে যারা চালবাজি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । "
রামপুরা থানাধীন ৩৩৩ / ৩ / বি নতুনবাগ , খিলগাঁও তালতলার বাসিন্দা নিহত চঞ্চলের বাবা গাড়িচালক মিলন মোল্লা জানান , গত শুক্রবার সকালে টুকটুক নিয়ে চঞ্চল বাসা থেকে বেরিয়ে যায় । এরপর থেকে সে নিখোঁজ । এ ব্যাপারে রামপুরা থানায় জিডি করা হয় । গতকাল ভোরে চঞ্চলের বস্তাবন্দি লাশ পায় পুলিশ ।
নিউজ বিএনএ ডটকম , ইন্টারন্যাশনাল ডেস্ক , ১০ জুলাই : লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি আবারো ইউরোপে আত্মঘাতী হামলার হুমকি দিয়েছেন । খবর আল জাজিরার বার্তা সংস্থা জানায় , শুক্রবার রাজধানী ত্রিপোলীতে হাজার হাজার সমর্থকদের মাঝে দেয়া এক ভাষণে গাদ্দাফি এ কথা বলেন । গত সপ্তাহেও গাদ্দাফি ইউরোপে হামলার হুমকি দিয়ে বলেছিলেন , ইউরোপের বিভিন্ন দেশে অফিস , বাসা এমনকি পরিবারগুলোর উপরও হামলা করা হবে । যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা দ্য সান বলেছে , গাদ্দাফি শুক্রবার যখন তার সমর্থকদের মাঝে ভাষণ দিচ্ছিলেন তখন তার অনুগত বাহিনী মিসরাতা শহরে বিদ্রোহীদের উপর ব্যাপক গোলাবর্ষণ করে কমপক্ষে ৫ জনকে হত্যা করেছে । এদিকে লিবিয়ার মতো সিরিয়াতেও বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পদত্যাগের দাবিতে হামা শহরে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে । সেখানে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে । গাদ্দাফি তার বিরুদ্ধে পরিচালিত ন্যাটো নেতৃত্বাধীন সামরিক অভিযানের প্রতিশোধ হিসাবে ইউরোপে আক্রমন চালানোর জন্য হাজার হাজার লিবিয়কে পাঠানোর হুমকি দিয়েছেন । সম্পাদনা : শেখর ত্রিপাঠি ।
আমার ঐ তরকারি দিয়া ভাত খাইতে মঞ্চাইতেছে । তরকারির চেহারা আর আমার ৫ বছরের এক্সপিরিয়েন্স বলতেছে আংকেল বেশ ভালাই রান্তে পারেন
জানা গেছে , চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত পাতার মন্ডলের ছেলে মিয়া ( ২৮ ) সোমবার সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয় । মিয়া ও তার পাশে থাকা লোকজন ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন , মিয়া এবারের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত আক্তাউর রহমান মুকুলের পে প্রচার প্রচারণা চালায় । একই সাথে সে ৬ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী জব্বারের পে কাজ করে । চেয়ারম্যান পদে মুকুল জয়ী হলেও মেম্বার পদপ্রার্থী জব্বার পরাজিত হয়েছে । মেম্বার পদে নির্বাচিত হয়েছেন শাহীন । সে বিএনপির । শাহীনের লোকজনের মধ্যে একই গ্রামের বাবলু , আতিয়ার ও লাভলুসহ তাদের পরে কয়েকজন পরিকল্পিতভাবে মিয়াকে একটি দোকানের সামনে মারপিট করে । এ ঘটনার পর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে । মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়
জাফরসাদক বলেছেন : এত আফসোসের কি আছে , হিসস ছবি টা দেখুন । আরো কত কি ?
১০ . ১০ . ১৯৭৫ সকাল ৯ . ৩০ ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম হঠাৎ এই ঝামেলা . . . . . . " দুইডা দিন ধোইরা কিছু খাই নাই বাবা দুইডা টাকা দেন " কথাটা বলেই আমার পাটা রাস্তায় জড়িয়ে ধরলো বুড়া ফকিরটা , কি যন্ত্রনা শালা পা ছাড়েও না । আর সময় পেল না হারামির বাচ্চাটা , মাথাটাই গরম করে দিল টাকা দ্যান , টাকা দেন বলে । কুত্তার বাচ্চা বলেই দিলাম একটা লাথি । হুমরি খেয়ে রাস্তায় পরল ফকিরটা । পড়েই বলল " লাতি দিলেন ক্যা আমি মানুষ না ? " । শুনেই আবার মাথা হট দিলাম আবার একটা লাথি এবার লাথি খেয়ে গালটা কেটে রক্ত বের হল হারামিটার , শালা আবার দাড়িয়ে বলে " আল্লা যেন তর পাও দুডা ল্যাংড়া বানাইযা দেয় " আবার লাথি মারতে পা উঠানোর আগেই ফকিরটা পালাল । ১০ . ১০ . ১৯৭৫ দুপুর ১ . ৩০ . . . মোটামুটি ভালই ইন্টাভিউ দিলাম হয়ত চাকরিটা হতেও পারে দেখি কি হয় । ১ . ১১ . ১৯৭৫ সকাল ৮ . ৩০ . . . . . . আজ অফিসে যাচ্ছি মনটা খুব খুশি চাকরিটা হয়ে গেছে খুব ভাল বেতন আজ থেকে আমার নতুন জিবন শুরু হল । . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ১০ . ৫ . ২০১০ আজ আমার ৬৫তম জন্মদিন । ওয়াইফ গত হয়েছে ১০ বসর আগে । ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে আজ আমি পরিপুর্ন দাদু । ছোট নাতণিটার বয়স এখন ৮ । একদম দাদু দাদু করে পাগল । দাদুর জন্য কেক - টেক , গিফট কিনে একদম হুলস্থুল কান্ড করছে । বড় ছেলে এসে বলল বাবা চল কেক কাটবে , বলে নিজেই আমার হুইল চেয়ারটা ঠেলে ডাইনিং টেবিলের কাছে নিয়ে গেল । আজ থেকে ৯ বসর আগে হঠাৎ অফিসে আমার স্ট্রোক হয় , কোমরের কাজ থেকে দুটা পা সাথে সাথে অবস হয়ে যায় অনেক চিকিৎসায়ও আর ঠিক হয়নি সেই থেকেই হুইল চেয়ারে বসে বসে জীবন কাটছে ।
রাজশাহী , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী বিধবা নারী মরিয়ম মুরমুকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার আদিবাসী সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা ও জাতীয় আদিবাসী পরিষদ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে । তবে এ কর্মসূচি সোমবার করার কথা থাকলেও হরতালের কারণে তা বাতিল করা হয় । এদিকে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা মিশনপাড়া এলাকা থেকে বিশ্বনাথ ( ৫০ ) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় । তিনি হত্যাকাণ্ডের শিকার মরিয়ম মুরমু ' র ভাসুর বলে জানা গেছে । পুলিশ জানায় , মামলার এজাহারে সন্দেহভাজন হিসেবে তার নাম অন্তর্ভুক্ত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে । আদালতে ৫ দিনের রিমান্ড চেয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয় । রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হতে পারে । প্রসঙ্গত , শনিবার দিবাগত রাতে জেলার গোদাগাড়ী উপজেলার শিমুল গ্রামে বাড়ি থেকে তুলে এনে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় চল্লিশশোর্ধ্ব আদিবাসী নারী মরিয়ম মুরমুকে । শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি ঘাতকের দল । তার লাশ বিবস্ত্র অবস্থায় বরই গাছের সঙ্গে বেঁধে রাখা হয় । রোববার সকালে গোদাগাড়ী থানা পুলিশ গাছে বেঁধে রাখা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় । এ ঘটনায় নিহতের পুত্র উইলিয়াম মুরমু বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেছেন । ( শীর্ষ নিউজ ডটকম / এমআর / সস / ০০ . ৪১ঘ . )
বাজান , লন্ডনের আমিনুদ্দিনের সাথে তোমার পরিচয় হইয়াছে কি ? হ্যাঁ , আমি রেডফোর্ট রেস্তোরাঁর মালিক সিলেটি আমিনুদ্দিনের কথা বলিতেছি । এই উদ্দিন মুয়া - ফুয়া উদ্দিনদের বংশধর নহে , খাটিয়া খাওয়া মানুষের বংশধর । অতি অল্প বয়সে আমিনুদ্দিন সিলেট হইতে লন্ডন পাড়ি জমাইয়াছিল ভাগ্যের সন্ধানে । পরিশ্রম করিয়া বড় হইল , জমানো টাকা দিয়া নিজে রেস্টুরেন্ট বানাইল । বাকি সব সৃষ্টিকর্তার ইচ্ছা । এই ইচ্ছার বলেই আমিনুদ্দিন আজ রেডফোর্ট রেস্তোরাঁর মালিক যেই খানে আহার করিতে গেলে স্বয়ং লর্ডদেরও আগাম বুকিং লাগাইতে হয় । আমার উপদেশ থাকিবে , এই আমিনুদ্দিনের সহিত অতি সত্ত্বর মোলাকাত কর । হাতে পায়ে ধরিয়া থালা - বাটি পরিস্কারের একখানা চাকুরী যোগাড় কর । সামনে যেই দিন দেখিতেছি তোমাদের বাঁচিয়া থাকাটাই হইবে মহা কষ্টের । এই পরিশ্রমের বদৌলতে যদি একখান ছোটখাট রেস্তোরা বানাইতে পার সময় হইলে ঐখানে তোমার আম্মাহুজুর রাধুনী হিসাবে যোগ দিতে পারিবে । আরও যোগ দিতে পারিবে সিফিলিস মুক্ত তোমার বেজন্মা ভাই । মনে রাখিও , কিছুদিন যাইতেই তোমার চুরি - চামারীর থাইবদারের দল তোমাকে কলার খোসার মত ছুড়িয়া ফেলিবে । টাকারে বাপধন , এই টাকাই তোমাদের নেতা মহা নেতা বানাইয়াছে । আত্তরমারী টাকা যেই দিন তলানীতে পৌঁছাইবে তুমি তারেক রাতারাতি বনিয়া যাইবে চোরা তারেইক্কা । সেই দিন কি বহুদূরে ? তোমার কাছে মনে হইলেও তোমার পিতার কাছে নহে !
নহনত্যা বলেছেন : ধুয়াগুলো আকাশপানে ছাড়িতে ছাড়িতে ভাবিলাম " মাইয়া ভাগছে তো কি হইছে , সিগারেট তো আর কোনদিন ভাগা তো দূরে থাক , উল্টা - পাল্টা কোন কিছুই বলবে না , বিশ্বাসও করবে না । জয়তু সিগারেট . . . . . . . " কোলে এসো বাবাজি . . . . .
এরা লম্বায় ২৮ সে . মি । মাথা , ঘাড় ও পেট গাঢ় বাদামী রঙের । চিবুক , গলা ও বুকের উপর সবুজের আভা আছে । একটা কালচে পট্টি ডানার পাশে । ওড়ার পালক কালো , গোড়ার দিকে উপর সাদা ছোট । লম্বা ভারী সূচালো চঞ্চু , রং গাঢ় নিষ্প্রভ লাল । পায়ের রঙ রাল , নখর ধূসর । খাদ্য : ঘাসফড়িং , ঝিঝি পোকা , গঙ্গা ফড়িং , পিঁপড়ে , উই ইত্যাদি কীটপতঙ্গ , কাঁকড়া - বিছে , তেঁতুলে বিছে , কেন্নে , কাঁকড়া , ব্যাঙ , টিকটিকি , গিরগিটি , ইঁদুর এবং ছোটখাটো অসুস্থ ও দুর্বল ও ছানা পাখি । মাছ প্রদান খাদ্য তালিকায় পড়েনা । তবুও এর নাম মাছরাঙা । বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য থেকে ইন্দোচীন , ফরমোজা ও ফিলিপাইন , শ্রীলঙ্কা ও আন্দামান দ্বীপপুঞ্জ পর্যন্ত এই মাছরাঙ্গাকে দেখা যায় । বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে চারটি উপজাতি আছে । প্রত্যেকটা মাছরাঙা পাখির নিজস্ব এলাকা আছে । এই জায়গাটিতে অন্য কোন মাছরাঙার প্রবেশাধিকার নেই । কাছে এলেই তাড়িয়ে দেবে । জানুয়ারি থেকে আগস্ট মাসে ডিম পাড়ে । নদী বা খালের খাড়া পাড়ে গর্ত করে । চার থেকে সাতটি ডিম পাড়ে । বাচ্চা পালন সহ সংসারের সব কাজ স্ত্রী - পুরুষ দুজনে সমানভাবে করে । এদেরকে ইংরেজীতে বলে , বা আর বৈজ্ঞানিক নাম
তুমি আমার সকাল বেলার প্রথম জাগা পাখি দুপুর বেলার বিষন্নতায় তোমার ছবি আঁকি । তোমায় ঘিরে নামে আমার শেষ বিকেলের আলো আঁধার রাতে তোমার কথা ভাবতে লাগে ভালো । তোমায় ঘিরে দিনরাত্রি স্বপ্ন গড়ি শত বুকের মাঝে লুকিয়ে রাখা আশা দিয়ে যত । তোমার জন্যে আছি বসে সাজিয়ে ফুলের ডালা এলে তোমায় করব বরণ গলায় দিয়ে মালা । তবুও [ . . . ]
রাজশাহী , ১১ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী বিধবা নারী মরিয়ম মুরমুকে হত্যার আগে এক বা একাধিক ব্যক্তি ধর্ষণ করেছে বলে প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে । রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা . মনসুর রহমান জানান , লাশের প্রাথমিক সিমট্রাম দেখে গণধর্ষণের পর তাকে হত্যা ও পরে লাশ বিবস্ত্র করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় । ময়নাতদন্তের রিপোর্ট দেখলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি । এদিকে এ নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে আদিবাসী সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা আজ সোমবার রাজশাহী নগরীতে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেছে । সংস্থার নির্বাহি পরিচালক রাজকুমার শাও জানান , প্রতিবাদ কর্মসূচি থেকে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশের প্রতি চাপ সৃষ্টি করা হবে । জাতীয় আদিবাসী পরিষদও এ ঘটনায় পৃথক কর্মসূচি ঘোষণা করবে । জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি অনিল মারাণ্ডি জানান , আগামীকাল মঙ্গলবার পরিষদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে । একই দিন এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে প্রশাসনে স্মারকলিপিও পেশ করা হবে বলে জানান তিনি । এ ব্যাপারে রাজশাহী পুলিশ সুপার এসএম রোকন উদ্দিন বলেন , পারিবারিক কলহ ও জমিজমার বিরোধ নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে । হত্যাকারীরা শিগগিরই শনাক্ত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি । প্রসঙ্গত , গত শনিবার দিবাগত রাতে জেলার গোদাগাড়ী উপজেলার শিমুল গ্রামে বাড়ি থেকে তুলে এনে নির্মমভাবে হত্যা করা হয় চল্লিশোর্ধ আদিবাসী নারী মরিয়ম মুরমুকে । শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি ঘাতকের দল । তার লাশ বিবস্ত্র অবস্থায় বরই গাছের সঙ্গে বেঁধে রাখা হয় । রোববার সকালে গোদাগাড়ী থানা পুলিশ গাছে বেঁধে রাখা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে । এ ঘটনায় নিহতের পুত্র উইলিয়াম মুরমু বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেন । ( শীর্ষ নিউজ ডটকম / এমআর / এনডিএস / ০১ . ২৫ ঘ . )
র্যাব জানায় , শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ থেকে সিরাজগঞ্জে আম নিয়ে যাওয়ার কথা বলে তারা প্রাইভেটকার ভাড়া করে । সেখান থেকে আমের ঝুড়িতে ফেণ্সিডিল ভরার সময় চালক মনির উদ্দিন বাধা দিলে কারসহ তাকে সুমন ও রাজ মারপিট করে একটি ঘরে বেধে রাখে ।
ভাইরে মন ভালা নাই আপনে কান্দলে যাই কোনে
গত বছর ফুটবল বিশ্বকাপের পর ম্যারাডোনার সঙ্গে অনেক লড়াই চালিয়ে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পেয়েছি . . .
মাওলানা সিরাজুল হক ( মরহুম ) : মাওলানা সিরাজুল হক গোলাপগঞ্জের দাড়িপাতনে জন্ম গ্রহণ করেন । তিনি এবং মাওলানা রিয়াছত আলী ঢাকা উত্তর রাণাপিং আরাবিয়া হোসেনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন ।
লেখক বলেছেন : আপনাকে অনেক ধন্যবাদ ভাই । দোয়া করবেন ।
রামু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকের উল্লাহ ' র বিরুদ্ধে প্রাথমিক পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল . . .
গ্রামীণফোন সুপার কাপ হাইলাইটস উপস্থাপনা করছেন সাদিয়া খন্দকার । পরিচালনায় পলাশ মাহবুব ।
যাক এইবার যখন শুরু করেছি রমজানে আশা করি এইরকম থাকতে পারবো । তাহলে আমার কিছুটা ভালো হয়ে উঠা হবে । আল্লাহ আমাকে আপনাকে সবাইকে হেদায়েত করুন
প্রতিবেদনে বলা হয় , সাবেক গোয়েন্দাপ্রধান দাগান সপ্তাহান্তের এক সম্মেলনে বলেন , ইরানের ওপর একটি কার্যকর হামলা চালানো হবে কঠিন । কারণ ইরানের পরমাণু স্থাপনাগুলো ছড়ানো - ছিটানো ও ভ্রাম্যমাণ । একই সাথে দাগান সতর্ক করে বলেন , ওই হামলা ইরান ও সিরিয়ার সাথে সম্ভাব্য যুদ্ধের দায় হয়ে উঠতে পারে । সাবেক এই গোয়েন্দাপ্রধান প্রথমবারের মতো ইরানের বিরুদ্ধে সামরিক হামলার ব্যাপারে বিরোধিতা করে প্রকাশ্যে তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন । তবে এটি তার ব্যক্তিগত মত । দাগানের এই বক্তব্যের ব্যাপারে প্রধানমন্ত্রীর দফতর থেকে তাৎণিক কোনো মন্তব্য করা হয়নি । ইরান সম্পর্কে দাগানের এই বক্তব্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থানকে চ্যালেঞ্জ করছে ।
লেখক বলেছেন : ওই ছেমড়িরে থাব্রায়া দেশ ছাড়া করন দরকার
কক্সবাজারের মাটিতেই বিশ্বমানের এনথ্রিয়াম ফুলের চাষ : বছরের আয় হবে কোটি টাকার বৈদেশিক মুদ্রা
নেয়ামুল হক বলেছেন : আর যাওনের সময় মাইনাচ বাটনটাও টিপা যাবেন । সমস্যা নাই । পিলাচ মাইনাচ ধুইয়া কি পানি খামু ? ? অনুরোধ ফেলতে পারি নাইক্কা ।
তিনি বলেন , " এখন স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে । "
ানেক দিন পর আসলাম . । দেখি ছবি আপলোড করা যায় কিনা . । করলাম দেখি কি হয় ?
জানা গেছে , থার্ড পার্টির বিভিন্ন সাইটে তাদের কনটেন্টগুলো শেয়ার করার জন্যও এই বাটনগুলো ব্যবহার করা হয় ।
৩৪৩ বড় বিড়াল x ৭ ছোট বিড়াল = ২৪০১ ছোট বিড়াল ৩৪৩ + ২৪০১ = ২৭৪৪ বিড়াল
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে এক প্রার্থীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে । নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার সাটানোর দায় উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী আব্দুর রহিমকে ( বৈদ্যুতিক পাখা ) শনিবার বিকালে এ জরিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) আহসান হাবীব । এব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্যাটের সাথে আলাপকালে জানা গেছে , আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনে বিনাশ্রম জেল প্রদান করা হয় । প্রার্থী অভিযোগ আমলে নিয়ে ৫হাজার টাকা জরিমানা প্রদান করেন ।
হলুদ বলেছেন : মুলত ৬ জনে চালাই । আর একজন আছে যে আমাদের পরামর্শদাতা । ভুদাইও আমার বন্ধু ।
মৌলভী নওয়াব আলী ( মরহুম ) : মৌলভী নওয়াব আলী গোলাপগঞ্জ থানার শরীফগঞ্জ ইউনিয়নের খাটখাই গ্রামে জন্ম গ্রহণ করেন । তিনি কলিকাতা সরকারী আলিয়া মাদ্রাসা ও মুরাদাবাদ মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে স্বাধীন ত্রিপুরা রাজ্যের ধর্মনগরে ' বীর বিক্রম ইনস্টিটিউট ' এ আরবী ও ফারসী ভাষায় প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত ছিলেন ।
পোষ্ট করেছেন : ৩৭ টি মন্তব্য করেছেন : ৬১৯ টি ব্লগ লিখছেন ০ বছর ৬ মাস ১২ দিন ব্লগটি দেখা হয়েছে : ২১৪৩ বার
বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৮ নং এ আছে । ক্রয় বিক্রয় অ বিজ্ঞাপন এর এক অসাধারণ নাম ক্লিক বিডি । ই কমার্সের এক চমৎকার উদাহরণ এই সাইট টি । এটির ওয়ার্ড র্যাকিং 11 , 498
কঠিন হারামি বলেছেন : দিল খুশ ? ? যান , এইবার গিয়া একটা ভালা ঘুম দেন ।
l পাতলা খান লেন , রূপলাল দাস লেন এবং ফরাশগঞ্জ রোডে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি ।
খবর পেয়ে টঙ্গীর দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দু ' ঘন্টা চেষ্টার পর সকাল পৌণে আটটার দিকে ওই আগুন নেভান । আগুনে মো . শাহজাহান , মো . খোরশেদ আলম , মো . সুলতান হাজী , আবুল বাশার ও ছিরু দাসের গুদামে থাকা তুলা ও ঝুট পুড়ে গেছে ।
গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ফরিদপুরের মোটর শ্রমিক আকরাম হোসেন মাতুব্ববের ( ৫০ ) লাশ উদ্ধার করেছে পুলিশ । শনিবার ঢাকা - খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার নিরন্নকান্দি ঈদগাহ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় । তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আতাদী গ্রামের মোচন মাতুব্বরের ছেলে । ছেলে লিটন মাতুব্বর অভিযোগ করে বলেছেন , দুর্বৃত্তরা তার বাবাকে ধরে নিয়ে হত্যা করেছে । এ ব্যাপারে লিটন মাতুব্বর কাশিয়ানী থানায় হত্যা মামলা করেছেন ।
নীলফামারী , ১২ জুলাই : নীলফামারীতে পৃথক চারজন নিহত হয়েছেন । গতকাল মঙ্গলবার সংঘর্ষে , পানিতে পড়ে , বিষপানে এবং সড়ক দুঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে । পুলিশ জানায় নীলফামারী ডোমারে সড়কের মির্জাগঞ্জ বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুর্ব জোড়াবাড়ী ম্যানেজার পাড়া গ্রামের আফজাল হোসেন ( ৪০ ) নিহত হয় । এদিকে সৈয়দপুর উপজেলার বাঁশবাড়ী গ্রামে ছাগল ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু ' পক্ষের সংঘর্ষে রমজান আলী ( ৬৫ ) নামে এক বৃদ্ধের মৃত্যু হয় । একই উপজেলার দক্ষিণ গোলাহাট গ্রামের আফতাব আলীর ছেলে মানিক শাহ্ ( ৪৫ ) . . . বিস্তারিত »
মুখে তিন তালাক বললেই বিশ পঁচিশ বছরের হাজারো সুখ দুঃখের সাথি অর্ধাঙ্গিনী চিরদিনের জন্য হারাম হয়ে যাবে , এই বিধানটি অমানবিক বলেই মনে হয় । এ কেমন কথা ? রাগের মাথায় তিন তালাক বললাম আর আমার এতদিনের জীবন সঙ্গীনী হারাম হয়ে গেল ? বড়ই বেমানান লাগে কুরআনের এই বিধানটি আমাদের ধর্মজ্ঞানহীন মনে । কিন্তু আসলেই কী তাই ? এই বিধানটির শরয়ী প্রয়োগ পদ্ধতী কী আমরা জানি ? জানলে এই উদ্ভট প্রশ্নটি মনে জাগরিত হতোনা ।
ঢাকা , ১০ জুলাই : বগুড়া ও টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন । আহত হয়েছেন ২০ জন । শনিবার রাতে দুর্ঘটনাগুলো ঘটে ।
পরদিন ১৭ ডিসেম্বর শক্রবার সকালে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর জওয়ানরা শহরে ঢুকে । হাজার হাজার জনতা মুক্তির উল্লাস করতে করতে শহরে প্রবেশ করে মুক্তির চিরন্তন স্বপ্ন বাস্তবায়নের ধ্বনিতে প্রকম্পিত করে তুলে আকাশ । যেখানেই হানাদার বাহিনীর দোসরদের পেয়েছেন সেখানেই তাদের পিটিয়ে হত্যা করে । সেদিন ছিল সত্যি এক অভূত পূর্ব দৃশ্য ।
" কাব্য উপন্যাস নহে , এ মম জীবন , নাট্যশালা নহে , ইহা প্রকৃত ভবন ! "
এদিকে হঠাৎ করে ব্যাপক আকারে ডায়রিয়া ছড়িয়ে পড়ার কারণ অনুসন্ধানে সিভিল সার্জন ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন এবং পৌর মেয়র আলহাজ্ব মাজহারুল ইসলঅম ভূঁইয়া কাঞ্চন পৌর এলাকার স্বাস্থ্য কর্মকর্তা ডা . দেবনাথকে প্রধান করে ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ৪৮ ঘন্টার মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন । পৌরসভার একটি সূত্র জানিয়েছে , সপ্তাহ আগে শহরের সঁতাল এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দেয় । এ এলাকায় ইতোমধ্যে শতাধিক নারী - পুরুষ - শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয় । এদের মধ্যে এ এলাকার কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু , শামসুল আলম ( ৫০ ) , নাজমূল ( ৩৫ ) , সিহাব উদ্দিন ( ৪৫ ) , মিম ( ৮ ) , কমলা ( ৬ ) , মারিয়া ( ৮ ) , মজিবুর ( ৩ ) , মাহফুজা ( ৭ ) , সিমু ( ২ ) , আশ্রাব ( ১৬ মাস ) , নজমুল ( ৩৫ ) , ফরিদ উদ্দিন ( ৪৫ ) , মোবাশ্বির ( আড়াই বছর ) , নিলুফা ( ৩৭ ) , জমিলা ( ৫০ ) , সালসাবিল ( ৯ ) , বাপ্পি ( ৯ ) , সাহেরা ( ৯ ) , সুজন ( ২৩ ) , আহারাত ( ১৯ ) , শামছুল ইসলাম ( ৫০ ) , সুরাইয়া ( ৩ ) , দিবা ( ৪ ) , পাবন ( ৯ মাস ) , রহিমা ( ২৫ মাস ) , অমিতা ( ১১ মাস ) , হেদায়েত উলাহ ( ৬০ ) , পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম আরুজ ( ৪০ ) , সাওদিয়া ( ৩ ) , বুশরা ( ৫ ) , নিমা ( ৬ ) , মাসুদা ( ৮ ) , রাজু ( ৮ ) , আরমান ( ১২ ) সহ ৫০ জনকে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে । অন্যরা হাসপাতালে চিকিৎসা নিয়েছে ।
কক্সবাজার সদর উপজেলার ইসলামবাদ ও ইসলামপুর ইউনিয়নের নির্বাচনের উপর ৩ সপ্তাহের জন্য রুল জারি করেছে হাই . . .
জানা যায় , বিগত পৌরসভা নির্বাচনে জেলার ৪ পৌরসভার সবকটিতেই বিজয়ী হয় আওয়ামীলীগ প্রার্থীরা । ফলে এবারও যাতে বিজয় ধরে রাখা যায় সেজন্য দলীয় হাইকমান্ড কক্সবাজারের ৪ পৌরসভায় একক প্রার্থীতা ঘোষণা করে । ঘোষিত প্রার্থীরা হলেন কক্সবাজার সদরে শহর আওয়ামীলীগ সভাপতি মুজিবুর রহমান , মহেশখালীতে বর্তমান মেয়র সরওয়ার আজম , চকরিয়ায় বর্তমান মেয়র জাফর আলম এবং টেকনাফে এমপি বদির চাচা মোহাম্মদ ইসলাম । এরমধ্যে টেকনাফে কোন বিদ্রোহী প্রার্থী প্রচারণায় না থাকলেও জেলার বাকী ৩ পৌরসভায় দলীয় প্রার্থীর সাথে সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিদ্রোহী প্রার্থীরা । ফলে এনিয়ে দলীয় নেতাকর্মী ও ভোটারদের মাঝেও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে । দলীয় নেতাকর্মী ও ভোটারেরা এসব নেতার পক্ষে বিভক্ত হয়ে পড়েছে । বিদ্রোহী প্রার্থীরা ছাড়াও মাঠে রয়েছেন মহাজোটের বৃহৎ শরীক জাতীয় পার্টির প্রার্থীরাও । এতে বেকায়দায় পড়েছে আওয়ামীলীগ প্রার্থীরা ।
বান্দরবান ২৬ জুন : বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ২০১১ - ২০১২ অর্থ বছরের ৩৬ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে । রোববার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈলা এই বাজেট উপস্থাপন . . . . বিস্তারিত »
বাগেরহাট , ২৪ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা এবং মংলা শুল্ক ভবনের সাবেক কমিশনার মো . নূরুল ইসলাম ও একই অফিসের উচ্চমান সহকারী মো . শাহীনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক ) । ঘুষ নেয়ার অভিযোগে বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক রবীন্দ্রনাথ চাকী বাদী হয়ে মহানগরীর খালিশপুর থানায় মামলাটি দায়ের করেন । দুদকের সহকারী পরিচালক রবীন্দ্রনাথ চাকী জানান , কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা এবং মংলা শুল্ক ভবনের কমিশনার থাকা অবস্থায় মো . নূরুল ইসলাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল পটুয়াখালী দফতরের উচ্চমান সহকারী শরীফ আহমেদ সোবহানসহ ৫ জনকে ২০০৯ সালের ৪ এপ্রিল খুলনাস্থ সদর দফতরে বদলির আদেশ দেন । পরে ২০ এপ্রিল তিনি সেই আদেশ স্থগিত করেন এবং ৩ সেপ্টম্বর শুধুমাত্র শরীফ আহম্মেদ সোবহানকে পুনরায় খুলনায় বদলির আদেশ দেন । সোবহান ওই আদেশ প্রত্যাহার করার আবেদনসহ মো . নূরুল ইসলামের সাথে দেখা করলে তিনি এ বিষয়ে তার ভাগ্নি জামাই ও মংলা কাস্টমস হাউজ খুলনার উচ্চমান সহকারী মো . শাহীনের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন । পরে শাহীন সোবহানের কাছে এ জন্য ২ লাখ টাকা ঘুষ দাবি করেন । পরে ১ লাখ টাকায় তা দফারফা হয় । সোবহান পটুয়াখালী থেকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ওই বছরের ৭ অক্টোবর শাহীনের দেয়া মোবাইল নম্বরের অনুকূলে খুলনায় ১ লাখ টাকা পাঠান । শাহীন সুন্দরবন কুরিয়ারের খুলনা অফিস থেকে টাকা উত্তোলন করেন এবং মো . নূরুল ইসলামের সাথে ভাগ বাটোয়ারা করেন । প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দুদক প্রধান কার্যালয়সহ সংশ্লিষ্ট দফতর থেকে ওই ২ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি নিয়ে বৃহস্পতিবার দ - বিধির ১৬১ , ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ ( ২ ) ধারায় তাদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করে । জানা যায় , বিগত ২০০৯ সালের ২২ ডিসেম্বর মংলা বন্দরে দু ' টি কন্টেইনার থেকে ২৭ হাজার ৩৬৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় । এতে সম্পৃক্ততার সন্দেহে মংলা শুল্ক ভবনের তৎকালীন কমিশনার ও এ মামলার আসামি মো . নূরুল ইসলাম ২০১০ সালের জানুয়ারি মাস থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওএসডি ) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত আছেন । মামলার অপর আসামি মো . শাহীনকে এ মামলায় সম্পৃক্ততার সন্দেহে গত মে মাসে সাময়িক বরখাস্ত করা হয়েছে । এ সময় তিনি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার আওতাধীন পিরোজপুর সার্কেলে প্রেষণে কর্মরত ছিলেন । মামলার এজাহার অনুযায়ী মো . নূরুল ইসলাম বরগুনা জেলার আমতলি উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামের মৃত আলহাজ্ব আছমত আলীর ছেলে । মো . শাহীন পটুয়াখালী জেলা সদরের ইটাবাড়িয়া গ্রামের মো . আব্দুল মালেক হাওলাদারের ছেলে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / ওআর / শাসি / ২০ . ৩৫ ঘ . )
রাজার বাড়ির সিংহ - দরজার পাশে , লোহার খাঁচার একটা মস্ত বাঘ ছিল । রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া - আসা করত , বাঘ হাত জোড় করে তাদের সকলকেই বলত , ' একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা ! ' শুনে তারা বলত , ' তা বইকি ! দরজাটা খুলে দি , আর তুমি আমাদের ঘাড় ভাঙো । ' এর মধ্যে রাজার বাড়িতে খুব নিমন্ত্রণের ধুম লেগেছে । বড় - বড় পণ্ডিত [ . . . ]
তিনি বলেন , " ২০১০ - ২০১১ অর্থ বছরে রফতনি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৮ হাজার ৫০০ মিলিয়ন মার্কিন ডলার । এ লক্ষ্য মাত্রার বিপরীতে ২২ হাজার ৯২৪ দশমিক ৩৮ মার্কিন ডলার আয় হয়েছে । বিশ্ব মন্দার এ সময়ে এ অর্জন সন্তোষজনক । "
শুভ্র রহমান রানার ছুটেছে খবরের বোঝা হাতে ব্লগে যোগদান করেছেন : মঙ্গলবার , ৩ মে ২০১১ স্থান : মস্কো
এক . আবেগের বেগুনী নৌকায় ভেসে আর কতোদূর যাওয়া যায় . . . তবুতো চেয়েছি ভেসে যেতে অনিশ্চিত ভ্রমণের জলে । এই স্রোত কোনখানে নিয়ে যায় , মানুষ কখনো জানে নাই তার খোঁজ । তবু রোজ . . . আমি অপেক্ষায় থেকেছি তাহার । মুঠো ভরে বালুকনা তুলে নিয়ে সাজিয়েছি মরুভূমি । নিজেরে ভেবেছি বেদুঈন . . . যার প্রতীক্ষা কেবলি মরুদ্যানের ।
ভাল বলেছেন ভাই । কেঁচো খুড়তে মনে হচ্ছে সাপ বের হতে পারে ।
ঢাকঢোলে শীতের পোশাক ঢাকঢোল এনেছে শীতের শাল , ফুলহাতা টি - শার্ট , শাড়ি , ফতুয়া , শর্ট পাঞ্জাবি । এসব পোশাকে ব্যবহার করা হয়েছে স্প্রে , ব্লক , কারচুপি , হ্যান্ড পেইন্ট , এমব্রয়ডারি ইত্যাদি কাজ । লাল , কমলা , নীল ইত্যাদি উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে । ঠিকানাঃ আজিজ সুপার মার্কেট , শাহবাগ , ঢাকা ।
ঢাকা মেট্রোপলিটন বার এসোসিয়েশনের সাবেক সভাপতি , সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য এএনএম আবেদ রাজা মঙ্গলবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন ।
নিহত ফজিল হালদারের মেয়ে নাসিমাও ঘাতকের মানসিক ভারসাম্যহীনতার কথা স্বীকার করেন ।
গতকাল সন্ধায় আমার বাসার থেকে একটু দূরে আগুন লাগে । তখন সবাই আগুন নিভানর জন্য চেষ্টা চালায় । আমি ফায়ার সার্ভিসের নাম্বারে ফোন দেই । কিন্তু নো কানেকশন লেখা উঠল । আবার চেষ্টা করলাম একই লেখা । তারপর নেট থেকে হেডকোয়াটার এর নাম্বার নিয়ে ডায়াল করলাম । সেখানে নাম্বার বিজি লেখা উঠল । সবচাইতে আশ্চর্য লাগল যে আশে পাশের ৩টা ষ্টেশনের মধ্যে ২টাতেই লাইন পেলাম না আর ১টা তে কেউ ফোন ধরলনা । এই যদি হয় সদা সতর্ক অবস্থা , তাহলে আর কিছু বলার নেই । তারপর লোকজনের সাহায্যে আগুন নিভান হয় । আসুন আমরা সবাই জার জার কাছে অন্তত থানার , র্যবের , হাসপাতালের নাম্বারটা রেখে দেই ।
আমিতো অলরেডি কপি পেষ্ট মাইরা দিছি । শুভ্রদা , আপনি যারেই দ্যান আমারে কনফার্ম কৈরেন , নইলে ডাবল ও হৈতে পারে
স্যাম চাচারা যদি বলে নির্বাচন সুষ্ঠু , তাহলে সুষ্ঠু । তারা যদি বলে কারচুপি হয়েছে , তাহলে তাই হয়েছে । এদের বাদে কোনো কিছু কি ঘটে নাকি বাংলাদেশে ?
অজিত বলেছেন : যোদ্ধা ভাই @ দারুন মিল ত । ামিও ক্লাস ফাইভের বৃত্তি পরীক্ষার দিন থিকা শুরু করছিলাম । ঘটনাটা হইল , পরীক্ষায় পাশের ছিটে অন্য স্কুলের এক স্মার্ট মাইয়া বইছিল ( মানে এখনকার ডিজুস টাইপ আরকি ) । বুঝেনিত , শুরু কইরা দিলাম টাংকি মারা । পরে হুনছি আমাদের ইউনিয়ন থন ঐ মাইয়া আর আমি এই দুই পাপিই বৃত্তি পাইছি । এই ঘটনার পর উৎসাহ বাইরা গেল । ার তাই হেই বিদ্যা এহনো কাজে লাগাইতে আছি ।
গাজীপুর , ১২ জুলাই : নদীতে দুষিত বর্জ্য ফেলার দায়ে সাভারে দুটি কারখানাকে সাড়ে ৬৪ লাখ টাকা জড়িমানা এবং কারখানা দুটির উৎপাদন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে । কারখানা দু ' টি হচ্ছে সভারের কর্ণপাড়া এলাকার অলি নিটিং এন্ড ডাইং এবং গনকবাড়ি এলাকার ঝুমকা টেক্সটাইল মিলস . . . . বিস্তারিত »
© ২০১০ আমাদের রাজশাহী ডিজিটেক ভ্যালীর অঙ্গ প্রতিষ্ঠান
অনেক দূর এগিয়ে যেতে চাই এই ফোরামটিকে নিয়ে . . . . লিখেছেন মোঃমাহমুদুর রহমান সুজয়
ময়মনসিংহ , ১২ জুলাই : ময়মনসিংহ জেলা যুবদল সভাপতি ও কেন্দ্রীয় সহ - সাধারণ সম্পাদক শাহ শিবিবর আহমেদ ভুলুসহ দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে জেলা যুবদল শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে । মঙ্গলবার . . . . বিস্তারিত »
এখানে আল্লাহ তা ' আলা ' তাওয়াবীন ' বলেছেন , যার অর্থ হলো বারবার তাওবাকারী এবং বেশী বেশী তাওবাকারী । অর্থাৎ আল্লাহ তা ' আলা বারবার তাওবাকারীদের ভালোবাসেন ।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখে মানবাধিকার সংগঠনগুলোর ত্রাণবাহী জাহাজে ইসরাইলী সেনাদের বর্বরোচিত হামলার ঘটনা বিশ্ববাসীর সামনে তাদের আগ্রাসী ও বর্ণবাদী চরিত্রের বিষয়টি আবারও স্পষ্ট হয়ে উঠেছে । ইসরাইলী জঙ্গীবিমান ও হেলিকপ্টারগুলো আজ ভোরে গাজা উপকূল থেকে ১৫০ কিলোমিটার দূরে আন্তর্জাতিক পানি সীমায় অবস্থানরত ত্রাণবাহী জাহাজ লক্ষ্য গুলি চালালে অন্তত ২০ জন শান্তিকামী নিহত এবং আরো ৫০ জন আহত হয়েছে । এছাড়া অন্যদেরকে ইসরাইলী সেনারা আটকে রেখেছে । বর্ণবাদী ইসরাইল এই ত্রাণবহরে হামলা চালিয়ে আবারও এটা প্রমাণ করেছে , কোন মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল নয় এবং তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যুদ্ধ , নিরীহ ফিলিস্তিনীদের রক্ত ঝরানো , হত্যা ও গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়া । ফিলিস্তিনীদের জন্য বহনকারী ত্রাণবাহী জাহাজে ইসরাইলী হামলার ঘটনা এতটাই হৃদয় বিদারক ছিল যে , পশ্চিমা গণমাধ্যমগুলোও বিশেষ করে সিএনএন , বিবিসি ও ফ্রান্স টুয়েন্টি ফোরও এ সংক্রান্ত খবরাখবর চেপে রাখতে পারেনি । কিন্তু ইসরাইলী গণমাধ্যমগুলো ঐ হামলায় ক্ষয়ক্ষতির খবর সেন্সর করছে এবং তাদের হামলায় কিছু সংখ্যক লোকের নিহত হওয়ার খবর দিয়েছে । তুরস্ক ও গ্রীসসহ আরো কয়েকটি দেশের মোট নয়টি জাহাজে করে অবরুদ্ধ গাজাবাসীদের জন্য হাজার হাজার টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল । এসব জাহাজে ইউরোপের অনেক পার্লামেন্ট সদস্য , সাবেক পশ্চিমা কূটনীতিবিদ এবং অনেক সংবাদ ও মানবাধিকার কর্মীও উপস্থিত ছিলেন । জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান নবি পিল্লাই গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে ইসরাইলী হামলাকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন । তিনি গাজার ওপর ইসরাইলী অবরোধের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন , সহিংসতার মাধ্যমে ত্রাণবাহী জাহাজ আটকে দেয়ার খবরে তিনি মর্মাহত হয়েছেন । বিস্তারিত গাজামুখী ত্রাণবাহী জাহাজে ভয়াবহ ইসরাইলী হামলার প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত ইসরাইলী রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে । গ্রীসে নিযুক্ত ইসরাইলী রাষ্ট্রদূতকে আজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ঐ জাহাজে থাকা ৩০ জন গ্রীক নাগরিকের অবস্থা সম্পর্কে অনতিবিলম্বে রিপোর্ট পেশ করার নির্দেশ দেয়া হয়েছে । আরব দেশগুলো গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে ইসরাইলের রক্তক্ষয়ী হামলার কঠোর নিন্দা জানিয়েছে । আরব লীগের মহাসচিব আমর মুসা ঐ হামলাকে ' অপরাধ ' হিসেবে উল্লেখ করে বলেছেন , ২২টি দেশ নিয়ে গঠিত আরব লীগ এ ব্যাপারে ' পরবর্তী পদক্ষেপ ' নেয়ার পরিকল্পনা করছে । তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলী রাষ্ট্রদূতকে তলব করে এর কঠোর প্রতিবাদ জানিয়েছে । তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে , ত্রাণবাহী জাহাজে ইসরাইলী হামলার পরিণতি হবে ভয়াবহ এবং ইসরাইল ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে । ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষও ত্রাণবাহী জাহাজে ইসরাইলী হামলার তীব্র নিন্দা জানিয়ে আজ শোক দিবস ঘোষণা করেছে । ইসলামী জেহাদ আন্দোলন হামাস ও ফিলিস্তিন মুক্তিফ্রন্টসহ অন্যান্য ফিলিস্তিনী দলগুলো আলাদা আলাদা বিবৃতিতে ইসরাইলী হামলার নিন্দা জানিয়ে বলেছে , ইসরাইলী অপরাধযজ্ঞের ব্যাপারে আন্তর্জাতিক সমাজ বিশেষ করে পশ্চিমাদের নিরবতা ইসরাইলকে আরো বেপরোয়া করে তুলেছে । উল্লেখ্য , ইসরাইল গাজায় নির্বাচিত হামাস সরকারকে উৎখাত করার জন্য ২০০৭ সাল থেকে সেখানে কঠোর অবরোধ আরোপ করে রেখেছে । এই অবরোধের ফলে গাজায় খাদ্য , ঔষধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র প্রবেশ করতে পারছে না । ইসরাইল গত বছরও গাজায় ব্যাপক হামলা চালিয়ে ৫০০ নারী ও শিশুসহ অন্তত দেড় হাজার ফিলিস্তিনীকে নির্মমভাবে হত্যা করেছিল ।
ভেবে ছিলাম সন্ধ্যা তারাদের মাঝে তোমায় খুঁজে পাবো দেখবো তোমার হাস্য উজ্জ্বল মায়াবী মুখ , তুমি এসেছিলে ঠিকই , কিন্তু হাসোনি । ভাবনা আমার ভাবনাই রয়ে গেছে । বাস্তব আর হয়নি ।
বিএনপিসহ চার দলের ডাকা হরতালের আগের দিন বিকেলে রাজধানীর কয়েকটি স্থানে ৬টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম - এর বাণী ও কর্মের পর সাহাবায়ে কেরাম ও তাবেয়ীনের কর্মপন্থা উল্লেখ করছি । এতে খায়রুল কুরূনের তা ' আমুল সম্পর্কে ধারণা পাওয়া যাবে ।
মুজাহিদের স্বীকারোক্তি : জামায়াত ৩৬ জঙ্গি সংগঠন ও ইসলামী দলকে নিয়মিত অর্থ দেয়
সভায় জানানো হয় , বিদেশে বাংলাদেশ ৪৪টি রফতানি কাজে সহায়তা করছে । এর মধ্যে টোকিও , কায়রো , তেহরান , বেইজিং , ইসলামাবাদ , শিউল জাকার্তা , মাসকাট , থিম্পু , ত্রিপলি ব্রুনাই , মানামা , গত অর্থ বছরে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি ।
কালের ইতিহাসের পাতা সবাইকে কি দেন বিধাতা ? আমি লিখি সত্য যা তা , রাজার ভয়ে গীত ভনি না ।
সমসাময়ীকতায় কি বুঝাতে চেয়েছেন তা বুঝতে না পরলেও এটা ঠিকই বুঝতে পাড়ছি যে আমরা অনেক কিছু ভাল করে বুঝে ওঠার আগেই অযথা শংকিত হয়ে ওঠি । মনে হয় এটা আমাদের জাতীগত মুদ্রাদোষ । আর আমাদের এই ব্যাপারটা সবচাইতে ভাল বুঝেন রাজনৈতিক ব্যাক্তিবর্গরা , তাই তারা আমাদের নিয়ে খেলতে তেমন একটা বেগ পেতে হয়না । ধন্যবাদ - আপনার দীর্ঘায়ু কামনা করি ।
الم تر كيف فعل ربك بعادঅর্থ : " হে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ! আপনি কি দেখেননি , আপনার প্রতিপালক আদ জাতির সঙ্গে কিরূপ আচরণ করেছেন ? " ( সূরা ফজর - ৬ )
তালিকানুযায়ী যেসব জায়গায় প্রাথমিক বিদ্যালয় নেই সেগুলো হলো - বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ২৪ নং ওয়ার্ডের রুপাতলীর ধানগবেষণা রোড বা জিয়ানগর , সদর উপজেলার ১০ ইউনিয়নের চারটি গ্রামের মধ্যে চর সিংহের কাঠী , ইছাগুড়া , বামনি কাঠী , ডেফুলিয়া , হিজলা উপজেলার খাগেরচর , চরজানপুর , বড়লক্ষিপুর , টুমলক্ষিপুর , আশুলি , আবুপুর , শংকরপাশা , খৈইলা , চরমান্দ্রা , ছোটলক্ষিপুর , ঘোষেরচর , আবদা , চর হিজলা ও কাউরিয়া ।
বৃষ্টির সাথে কথোপকথনের স্টাইল টা দারুন । একটা হালকা অভিমানের সুর আছে । এবং এই স্টাইলের জন্যই কবিতা টা বার বার পড়তে মন চায় । কখনই বোরিং লাগে না । আর সব কিছু মিলে কবিতাটা দারুন । অফটপিক : আমার রিকোয়েস্ট রাখার জন্য ধন্যবাদ । এ নিয়া অনেক নাটক হইছে দেখলাম । : P
মিঠাছড়া বাজারের এক ব্যবসায়ী সূত্র জানান , ভালো ড্রেনেজ ব্যবস্থা ও নোংরা আবর্জনা ফেলার নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় বাজারে বর্তমানে এ বেহাল অবস্থা বিরাজ করছে । ড্রেনেজের ওপর রাজনৈতিক প্রভাব খাটিয়ে দোকান নির্মাণ করেছেন স্থানীয় ব্যবসায়ী ইলিয়াছ । জানা গেছে , এ বছর বাজারের ইজারা হয়েছিল ৬০ লাখ টাকা । সেখানে ৫ শতাংশ রাখা হয়েছে বাজারের নোংরা আবর্জনা পরিষ্কার করার জন্য । অথচ ন্যূনতম সে টাকাও যথাযথভাবে ওই খাতে ব্যবহার না করে প্রভাবশালীরা ভাগভাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে ।
শিশুদের লালন - পালন : মাতা - পিতার দায়িত্ব ও সন্তানের করণীয়
নাবালক ভাই আপনি তো আমাকে রংমহলে মাইনাস দিয়েছেন , দয়া করে বলবেন কি গর্জে উঠো বাংলাদেশ , " মিয়াওওওওওওওও " টপিকের কারনে দিয়েছেন নাকি অন্য কোন টপিকের কারনে ( রংমহলে আপনার সাথে বিস্তারিত আলচনা হবে ) ?
বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন ।
লেখক বলেছেন : আমার সৌভাগ্য . . . আবারও ধন্যবাদ বস্
গাজীপুর , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : গাজীপুরে এক দিনের ব্যবধানে অজ্ঞাতনামা আরো এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ । জানা গেছে , আজ বুধবার দুপুরে সদর উপজেলার পূবাইলের মাজুখান সেতু সংলগ্ন হায়দারাবাদ দক্ষিণপাড়ার গজারি টেক এলাকার জলাবদ্ধ জমিতে লাশ পড়ে থাকতে দেখে গ্রামের লোকজন পুলিশকে খবর দেয় । বিকেল ৪টার দিকে জয়দেবপুর থানার পূবাইল ফাঁড়ির ইনচার্জ ( এসআই ) আব্দুল করিম লাশটি উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠান । নিহত যুবকের ডান চোখে গুলির ক্ষত চিহ্ন রয়েছে । তার পরনে ছিল চেক লুঙ্গি । এসআই করিম জানান , যুবককে আগের রাতে হত্যা করা হয়ে থাকতে পারে । গতকাল মঙ্গলবার সকালে পূবাইলের সমরসিং গ্রামের নাগদা সেতুর কাছ থেকে উদ্ধার হওয়া গুলিবিদ্ধ দুই যুবকের হত্যার সাথে এ যুবকের হত্যার যোগসূত্র থাকতেও পারে । তিনি জানান , এ তিন যুবকের লাশের খোঁজে আজ বিকেল পযর্ন্ত কেউ যোগাযোগ করেনি । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এনডিএস / এআইকে / ২০ . ০০ ঘ . )
স্থানীয় সূত্রে জানা যায় , " শনিবার রাতে সংঘবদ্ধ ডাকাতদল উপজেলার খলিসাকুন্ডী - কাতলামারীর চার রাস্তার মোড়ে কলার গাছ ফেলে একটি ট্রাক থামায় এরপর তারা ট্রাকে থাকা গরু ব্যবসায়ীদের কাছ থেকে নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে য়ায় । ওইসময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে নয় ব্যবসায়ী আহত হন । তাদের এলাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয় । "
জামায়াত নেতা নিজামী , মুজাহিদ ও সাঈদী গোয়েন্দাদের হাতে জামায়াত - শিবিরের বিভিন্ন অপরাধের ভিডিও ফুটেজসহ নানা ধরনের তথ্য - প্রমাণ দেখে চমকে ওঠছেন । জিজ্ঞাসাবাদে ওই তিন নেতা তাদের অপকর্মের কোন কিছু অস্বীকার করলেই কর্মকর্তারা তাদের সামনে ভিডিও ফুটেজ এবং অডিও রেকর্ডসহ বিভিন্ন প্রমাণ তুলে ধরছেন । গোয়েন্দাদের এ ধরনের কৌশলী জিজ্ঞাসাবাদে রিমান্ডে থাকা জামায়াত নেতারা বিব্রত হয়ে পড়ছেন । কোন কোন বিষয়ে তারা নিজেদের দোষ স্বীকার করে নিলেও স্পর্শকাতর বিষয়ে তারা তাদের মতো করে ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করছেন । গতকাল সাঈদীকে প্রথা - বিরোধী লেখক হুমায়ুন আজাদ হত্যাকা - এবং নিজামীকে পতেঙ্গা সারকারখানা থেকে ১১৮২ টন বিস্ফোরক ( রক সালফার ) লুট ও জেএমবি কানেকশন সম্পর্কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে । জিজ্ঞাসাবাদকারী একাধিক কর্মকর্তা সূত্রে এসব তথ্য পাওয়া গেছে ।
লালসালু বলেছেন : বাঁদর হতে চাই না মামু চাই দু - পেয়ে গাধ , লাঙল হাতে চাষ করা এরশাদ চাচার সাধ । চাচার স্বাধে বাঁধা দিলে হতে পারে জেইল , বুইড়া বয়সে চাচারে কেন মেয়েরা দেয় বেইল ? দশ বছরের কিশোরি থেকে সত্তর বছরের বুড়ী , সবাই চায় এরশাদ চাচার সাথে করতে জুড়ী । মরুভূমির আগুনে এখন পুড়ছে রাজতন্ত্র , সেই জায়গায় ফুল ফুটানোর আছে কোন যন্ত্র ? অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে মরু , দুই - একটা ফুল ফুটলেও খেয়ে ফেলবে গরু । আমার লেখা পড়ে হাসে অনেক সুন্দরী মাইয়া , পোষ্টে অনেক কমেন্ট পড়ে হোক না সে ছাইয়া ।
দামিনী বলিল , তুমি যে এই পাগলামি করিতে বসিলে তোমার ঘরের লোক -
তিনি বলেন নীলফামারী জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে বামন ডাঙ্গা নামক স্থানে ২ দশমিক ৮২ শতক জমির উপর ৬ কোটি ৪৯ লাখ ২৪ হাজার ৯শ টাকা ব্যায়ে ১০ হাজার মেট্রিক টন ধারন ক্ষমতা সম্পন্ন বাফার গুদাম নির্মানের প্রস্তাব গত ৬ এপ্রিল ২০১১ প্লানিং কমিশনে পাশ হয়েছে । আগামী ২০১২ সালের আগে এ গুদাম নির্মানের প্রক্রিয়া শুরু করা যাবে । বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার বলেন , নীলফামারীতে বাফার গুদাম নির্মানের প্রয়োজনীয়তা উল্লেখ করে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার পক্ষ থেকে শিল্প সচিব ও বিসিআইসি চেয়ারম্যান বরাবরে গত ২ ফেব্রুয়ারী ২০১০ আবেদন করা হয় । আবেদনের প্রেক্ষিতে সরকার এখানে বাফার গুদাম নির্মানের পরিকল্পনা করে । জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ভৌমিক বাপ্পী বলেন , এখানে বাফার গুদাম নির্মান হলে ব্যবসায়ীদের পরিবহন খরচ সাশ্রয় হবে , এখানকার কৃষকরাঃ ন্যায্যমুল্যে স্বল্প সময়ে সহজে তাদের প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন । এ ছাড়া ব্যবসায়ীদের টাকা পরিবহনে ঝুকি কমবে । পাশাপাশি এখানকার অন্ততঃ ৫শ শ্রমিকের কর্মসংস্থাানের পদ সৃষ্টি হবে । উল্লেখ্য নীলফামারীতে বাফারগুদাম নির্মানে স্থানীয় ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মানববন্ধন সহ বিভিন্ন আন্দোলন কর্মসুচি পালন করে আসছিল ।
সাহায্য / জিজ্ঞাসা » শিহাব মৃধা » ১১ জুলাই , ২০১১ » ১ টি মন্তব্য » 16 বার দেখা হয়েছে
তূর্য বলেছেন : মানুষের নামাজ পরা নিয়েও আপনাদের সমস্যা , হালুয়া - রুটি খাওয়া নিয়েও সমস্যা ! ! ! কেউ যদি বছরের একটা রাত নামাজ পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের গুনাহ মাফ করে দেয়ার জন্য - - এটা কি কোন অপরাধ ? ? ? ! ! আর বছরে একদিন কি হালুয়া - রুটি খাওয়া অপরাধ ? ? ? ! ! আপনাদের ইচ্ছা না হইলে নামাজ পইরেন না , হালুয়া - রুটিও হারাম করে রাখেন কোন সমস্যা নাই . . . . . . কিন্তু যারা নামাজ পরতে চায় তাদের বাধা দেয়ার কোন অধিকার আল্লাহ আপনাদের দেননি ।
৩ । এক বন্ধু গেছে কোলকাতায় তার বন্ধুর সাথে তার রিলেটিভের বাড়ীতে । তাদের দুপুরের খাবার দাওয়াত দেয়া হইছে এই বলে " দুপুরে চলে এসো কুচো চিংড়ি দিয়ে লাউয়ের ডগা হবে আজকে , যা হবে না মাইরি "
ছেলেদের স্যালন ঢাকার ধানমন্ডি ৫ নম্বর সড়কে চালু হলো ছেলেদের স্যালন ডি ফাইভ । এর উদ্বোধনী দিনে এসেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার , সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ , নাট্যনির্মাতা ইফতেখার ফাহমি ও মডেল তনু । এখানে ত্বক ও চুলের যত্ন , চুল কাটা , ট্যাটু করা ইত্যাদির সুযোগ আছে ।
এলাকাবাসী জানায় , বরগুনার আমতলী ও পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদী সাগর মোহনা এবং শারিকখালী গ্রামের ডোন নদীর সংযোগস্থলে সত্তর দশকে পানি উন্নয়ন বোর্ড বাঁধ ও ক্লোজার নির্মাণ করে । লবণ পানির হাত থেকে কৃষি জমি রক্ষায় এ বাঁধ ও ক্লোজার নির্মাণ করা হয় । তবে নব্বই দশকে একটি প্রভাবশালী মহল মাছ চাষ করতে নামমাত্র মূল্যে ইজারা নিয়ে বাঁধসহ ক্লোজার দখল করে নেয় । প্রভাবশালীরা ক্লোজার দিয়ে তাদের ইচ্ছামত নদীর লবণ পানি ওঠানামা করানোর কারণে কৃষি কাজ বন্ধ হয়ে যায় ।
নাটোর জেলা রাজাকার মজিবর রহমান । রাজাকার আনোয়ারুল । রাজাকার জলিল । রাজাকার সহকারী কৃষি কেমিস্ট জামিল সিদ্দিকী রাজাকার ফোরম্যান হাজী আসগর আলী রাজাকার সহকারী প্রকৌশলী আনসারী
ভাইরে ওইখানে অনেক ুন লেকখাও চছিলো । পাবলিশ করি নাই যেগুলা । সেইগুলার কি হবে ?
শেষ পর্যন্ত বাংলা গানের আরবী ভার্সন আসলো । বাংলা গানটি হচ্ছে - " হারিয়ে হারিয়ে জেনেছি চলতে চলতে জেনেছি ও বন্ধু তুমি আমার । ও বন্ধু তুমি আমার । । ( পুনরাবৃত্তি তবে বিলম্বিত সুরে ) "
না ভাই , ভালোভাবে বুঝে নাও যে , এতে হতাশ হওয়ার কিছু নেই । এতটুকু অবশ্য জরুরি যে , নিজের পক্ষ হতে তাওবার উপর অবিচল থাকার পূর্ণ চেষ্টা তুমি করে যাবে এবং আবার তাওবা করে নেবে এ ভরসায় গোনাহ করার দুঃসাহস করবে না । তার পরো যদি ভুলক্রমে গোনাহ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে তাওবা করে নাও , আবারও যদি হয়ে যায় , আবার তাওবা করে নাও ; যত বার হয়ে যায় তত বার তাওবা করে নাও । কোরআন কারীমে আল্লাহ তা ' আলা বলেছেন -
আরও খুঁটিনাটি টুকিটাকি কিছু বিষয় জেনে - বুঝে নিন কেমন সালোয়ার - কামিজে হয়ে উঠতে পারেন পার্টির মধ্যমণি । ফ্যাশন হাউস ' দর্জি ' র ডিজাইনার সাশা মানসুর বললেন , আজকাল খুব জনপ্রিয় হয়েছে সালোয়ার - কামিজে কাতান কাপড়ের ব্যবহার । সিল্ক , এন্ডি সিল্কের কামিজের হাতায় , গলায় , দুই পাশে , বুকে কাতান পাড়ের সমন্বয় দারুণ জমকালো লাগে । এর সঙ্গে নিতে পারেন চারদিকে কাতান পাড় দেওয়া মসলিনের ওড়না । রঙে তো বটেই , দিনের আর রাতের পার্টির পোশাকে তফাৎটা হবে কাপড়েও , জানান তিনি । দিনের অনুষ্ঠানে পরুন ' ম্যাট ' বা অনুজ্জ্বল কাপড় যেমন এন্ডি সিল্ক । তাতে ঝকমকে সোনালি নয় , ভালো লাগবে ম্যাট সোনালি , তামাটে , অ্যান্টিক রঙের কাজ । ধুপিয়ান , বলাকা , রাজশাহী সিল্কের মতো জ্বলজ্বলে সিল্কগুলো আলো ঝলমলে রাতের পার্টির জন্য যথার্থ ।
By রতন চৌধুরী Mogbazar , Dhaka দেখা হয়েছে : ০ বার পরিবেশ
দিলাম আমার ভালোবাসা , তোমার হাতে । ভালো লাগছে , সুখী । আমার কতোকালের ইচ্ছা ছিলো দুঃখে - সুখে , দুঃখে - শোকে তোমার কাছে রাখবো আমার আনত বিশ্বাস ।
সর্বশেষ এডিট : ১০ ই জুন , ২০০৮ ভোর ৪ : ৫৬
By মোঃ শাহজালাল পঞ্চগড় দেখা হয়েছে : ২১ বার অপরাধ | শিক্ষা
সে রাতে পূর্ণিমা ছিল পড়ে আমি মোহগ্রস্থ ছিলাম অনেক দিন । এখনো মনে হলেই ঘোরে পড়ি । আমার লেখাগুলোর নামকরনে মনে হয় জহিরের ছায়া আছে ।
ঢাকা , ১১ জুলাই : কোটি টাকার সুপার কাপ ফুটবল নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যে তৈরি হয়েছে আলোড়ন । গ্রামীণফোন সুপার কাপ ফুটবল নিয়ে প্রতিদিন রাত ১১ টা ১৫ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হচ্ছে ' গ্রামীণফোন সুপার কাপ হাইলাইটস ' ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন , জেলা তথ্য কর্মকর্তা অনিমেষ কান্তি হালদার । প্রধান অতিথি ছিলেন , বরগুনা জেলা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবীর । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , বরগুনা পৌরসভার মেয়র মোঃ সাহাদাত হোসেন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল মোতালেব মৃধা ।
বাগেরহাট , ৮ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভার সানকিভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একই সময়ে বিএনপি ও আওয়ামী যুবলীগ পাল্টাপাল্টি সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন । আজ শুক্রবার ভোর . . . . বিস্তারিত পড়ুন »
১২ . এ এসএম সোলায়মান : সভাপতি বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি
লালমনিরহাট , ৩০ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : এবার বোল্ডার পাথর নিক্ষেপ করে বাংলাদেশি এক যুবককে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ । আজ বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে । নিহতের . . . . বিস্তারিত পড়ুন »
ঢাকা জেলার ট্রাফিক ইন্সপেক্টর ( টিআই ) ফারুক হোসেন জানিয়েছেন , বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা - আরিচা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে ।
হাইকমিশনার বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় নিজ নিজ অবস্থান থেকে প্রবাসী বাংলাদেশীদের কাজ করে যাবার আহ্বান জানান । আলোচনায় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা ও পাকিস্তানে বসবাসকারী বাংলাদেশী নাগরিকবৃন্দ অংশ নেন ।
ওলীআল্লাহ উনাদেরকে দেখলে যদি আল্লাহ পাক উনাকে দেখা হয় , তাহলে ওলীআল্লাহ উনার সাথে রাত অত্রিক্রম করলে নিশ্চয় আল্লাহ পাক উনার সাথেই রাত পার করা হবে । ঠিক না … … … … … … … … … … … … .
শরতের শাদা মেঘ উড়ে নীল আকাশে কোথা পেলো ডানা মেলে উড়বার পাখা সে ।
ওপেনসোর্সের আওতায় উহাদিগকে মুক্ত অবস্থায় ছাড়িয়া দেয়া হইবে , কিচিরমিচিড় করিতে করিতে যেখানে খুশি যাইতে পারে ।
চারু পানে খয়ের দিতে ভুলিয়া কহিল , ' যাও , আর ঠাট্টা করতে হবে না । দাও , আমার খাতা দাও । '
বুবলির রূপকথা দুহাত বেড়ের এতোটুকু জানালায় নীল আকাশের এক ফালি দেখা যায় ; আর জানলার ঐ গরাদগুলোর ফাঁকে , জল টলোটলো বিষাদমাখা চোখে , বুবলিকে দেখা যায় …
" হে রসূল ( স . ) ! মানুষেরা আপনাকে মিরাস সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করছে , আপনি বলুন এ ব্যাপারে আল্লাহতায়ালা . . .
মহীউদ্দীন আহমদ কর্তৃক জাতীয় মুদ্রণ ১০৯ , ঋষিকেশ দাস রোড , ঢাকা - ১১০০ হতে মুদ্রিত ও ১৫ বাংলাবাজার , ঢাকা - ১১০০ হতে প্রকাশিত । যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড , বড় মগবাজার , ঢাকা - ১২১৭ । ফোনঃ ৮৮ ০২ ৮৩১৯০৬৫ , বার্তা - ৮৮ ০১৬৭০৮১৩২৭৬ , সার্কুলেশন - ৮৮ ০১৫৫২৩৯৮১৯০ , বিজ্ঞাপন - ৮৮ ০১১৯৯০৯০০৮৫ , ফ্যাক্সঃ ৮৮ ০২ ৮৩১৫৫৭১ , ওয়েবসাইটঃ www . weeklysonarbangla . net , ইমেইলঃ weeklysonarbangla @ yahoo . com
আমি হয়তো মানুষ নই , সারাটা দিন দাঁড়িয়ে থাকি , গাছের মতো দাঁড়িয়ে থাকি । সাপে কাটলে টের পাই না , সিনেমা দেখে গান গাই না , অনেকদিন বরফমাখা জল খাই না । কী করে তfও বেঁচে থাকছি , ছবি আঁকছি , সকালবেলা , দুপুরবেলা অবাক করে সারাটা দিন বেঁচেই আছি আমার মতে । অবাক লাগে ।
এ সময় টুকুর পক্ষের আইনজীবীরা রিমাণ্ড বাতিল ও জামিন প্রার্থনা করে বলেন , " রাজনৈতিক অসদুদ্দেশ্যেই তাকে এ মামলায় জড়িয়ে রিমাণ্ড চাওয়া হচ্ছে । তার শারীরিক অবস্থা বিবেচনা করে টুকুকে রিমাণ্ডে না দেয়ারও আবেদন জানান তারা ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান , গাংনী উপজেলার কষবা গ্রামের সুলতানের বাড়ির পাশে কেবা কারা শত্রুতামূলক দুটি বোমা রেখে পুলিশকে খবর দেয় । পুলিশ সুলতানের বাড়ির পাশে মাটির নীচ থেকে দুটি তাজা শক্তিশালী বোমা উদ্ধার করে । একটি ড্রামের মধ্যে পলিথিন দিয়ে বোমা দুটি রাখা ছিল ।
ব্যাং তো ছাড়া পায়া বাইচা গেল . . . কিন্তুক আমাদের এন্টারটেইনমেন লস টা পোষাইব কেডা ? ! ! ! লস পোষানোর লিগা শখত মামারে বাধ্য করা হইল আমাদের দুইজনরে কিচ্ছা শোনাইতে . . . শখত মামার ছিল কিচ্ছার অফুরন্ত ভান্ডার . . . আর কিচ্ছা শেষে মাঝেসাঝে মহামূল্যবান দুই একটা শিক্ষা . . . তো মামা রাখাল রিলেটেড এক কিচ্ছা কয়া শেষে যে শিক্ষা টা দিল তা হইল মহিষ চুরি করা উচিত না . . . কারণ মহিষ নাকি খুব জোরে জোরে হাটে . . . নিশুতি রাতের বেলা তাই মহিষের ক্ষুরের আওয়াজে চাইরদিক ভাইংগা পড়ে . . . তাই চোরের কপালে উল্টা মাইর জোটে ! ! ! শখত মামার কাছ থিকা মওকা বেমওকায় ইরাম জীবনঘনিষ্ঠ শিক্ষা আরো বহুত পাইছি . . .
জাপানের রাষ্ট্রীয় স ¤ প্রচার মাধ্যম এনএইচকে বলেছে , সুনামির আঘাতে ১০ হাজার মানুষের মৃত্যু …
আপনি এর চেয়ে ভালো লিখেন এবং লিখতে পারেন . ভালো লেগেছে . শুভকামনা রইলো .
মিঠাছড়া বাজারের এক ব্যবসায়ী সূত্র জানান , ভালো ড্রেনেজ ব্যবস্থা ও নোংরা আবর্জনা ফেলার নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় বাজারে বর্তমানে এ বেহাল অবস্থা বিরাজ করছে । ড্রেনেজের ওপর রাজনৈতিক প্রভাব খাটিয়ে দোকান নির্মাণ করেছেন স্থানীয় ব্যবসায়ী ইলিয়াছ । জানা গেছে , এ বছর বাজারের ইজারা হয়েছিল ৬০ লাখ টাকা । সেখানে ৫ শতাংশ রাখা হয়েছে বাজারের নোংরা আবর্জনা পরিষ্কার করার জন্য । অথচ ন্যূনতম সে টাকাও যথাযথভাবে ওই খাতে ব্যবহার না করে প্রভাবশালীরা ভাগভাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে ।
অনুপম তোমার নাম এতদিন পরেও প্রতিদিন নির্ভুল মসৃন মনে পরে যায় বেলা অবেলায়
বরগুনা , ১২ জুলাই : বরগুনার আমতলী উপজেলার কচুপাত্রার ডোন নদীতে বাঁধ দেয়ায় আমতলী ও কলাপাড়া উপজেলার ২৬টি গ্রামের লক্ষাধিক মানুষ সামুদ্রিক জলোচ্ছ্বাসের হাত থেকে মুক্তি পেয়েছে । ১৫ হাজার কৃষক পরিবার জমি চাষাবাদের প্রস্ত্ততি নিয়েছে । কিন্তু তাদের আশঙ্কা গত পাঁচ বছরে কৃষি জমিতে সমুদ্রের লবণ পানি ঢুকে লবণাক্ততা বেড়ে গেছে । এ বছর ফসল বুনলে লবণের প্রকোপে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা ।
১ . গম্ভীরমুখে বড়দের মতো করে পা নাচাতে লাগলো তপু । স্কুলের পেছনেই রায়বাহাদুরদের বাগানবাড়ি । সে বাগানবাড়ির এক কোণায় কিছুটা নির্জনমতো জায়গা । বাগানবাড়ির সে কোণার দেয়ালে আমরা বসে আছি । আমরা মানে তপু বসে আছে , তপুর পাশে আমিও বসে আছি । দুপা দুদিকে ঝুলিয়ে , হাতে ডাসা পেয়ারা । দেয়াল ঘেষেই আমগাছের মগডালটা । তাতে বসে আছে রঞ্জু , নির্বিকার মুখে ওর ভোতা ছুরিটা দিয়ে পেয়ারা কাটার চেষ্টা করে যাচ্ছে । গাছের গোড়ায় বসা নাহিন শুকনো মুখে ঘাস চিবুচ্ছিল । এরকম এক সময়ে হঠাৎ করেই যেন বোমা ফাটালো তপু , " আমি ঠিক করেছি বাড়ি ছেড়ে পালাবো " । আমি চমকে তপুর দিকে তাকালাম । কথাটা বাতাসে ছেড়ে দিয়েই তপু আবার নির্বিকার পা দোলাতে লাগলো । রঞ্জু নাহিন একটু সন্দেহের দৃষ্টিতে তপুর দিকে তাকালো , কিন্তু কিছু বললো না । আমি জিজ্ঞেস করলাম , " সত্যি পালাবি ? " " নাহ , মিথ্যামিথ্যি পালাবো " , তড়িৎ জবাব তপুর । আমি একটু ধাঁধায় পড়ে গেলাম , বুঝলাম না সলে সত্যিই পালাবে নাকি আমাকে বোকা বানাচ্ছে ! তাই বোকার মতো আবার জিজ্ঞেস করে বসলাম , " সত্যি ? " তপু চোখ পাকিয়ে তাকালো , ও কিছু বলার আগেই রঞ্জু ঝাড়ি মেরে বললো , " চুপ থাক হাঁদারাম " । নাহিন আগের চাইতেও গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো , " কবে পালাবি ? " " আজ রাতে " , তপু জবাব দিল ।
পত্নীতলা ইউনিয়নে এই প্রকল্পের আওতায় ১২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত তথ্য সংগ্রহ করা হবে । ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশনের কার্যক্রম চলবে । এ জন্য ৫০ জন তথ্য সংগ্রহকারী এবং ১০ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে ।
. . . ভালোবাসা মানে দুজনের পাগলামি , পরস্পরকে হৃদয়ের কাছে টানা ; ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া , বিরহ - বালুতে খালিপায়ে হাঁটাহাঁটি ; ভালোবাসা মানে একে অপরের প্রতি খুব করে ঝুঁকে থাকা ; ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি , বৃষ্টির একটানা ভিতরে - বাহিরে দুজনের হেঁটে যাওয়া ; ভালোবাসা মানে ঠাণ্ডা কফির পেয়ালা সামনে অবিরল কথা বলা ; ভালোবাসা মানে শেষ হয়ে - যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা । . . .
এ সময় নাজিরপুর সদরের ব্রীজ রোডে পোলিট্রি ফার্ম মালিক মোঃ বেলায়েত মাঝিকে পরিবেশ দুষনের দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দশ দিনের কারাদন্ড এবং স্থানীয় কালিবাড়ি বাজারে মিষ্টি ব্যবসায়ী মাহাতাব কে নোংড়া পরিবেশে খাবার রাখার অভিযোগে এক হাজার টাকা ও একই অভিযোগে হোটেল ব্যবসায়ী আঃ সালামকে ছয়শত টাকা জরিমানা করেন ।
শান্তিপ্রিয় বলেছেন : শবে বরাত প্রসঙ্গে জানার জন্য নিম্নের লিখাগুলো পাঠ করুন , লিঙ্কসহ আল - কুরআনে শবে বরাতের কোন উল্লেখ নেই শবে বরাত বলুন আর লাইলাতুল বারায়াত বলুন কোন আকৃতিতে শব্দটি কুরআন মাজীদে খুজে পাবেন না । সত্য কথাটাকে সহজভাবে বলতে গেলে বলা যায় পবিত্র কুরআন মাজীদে শবে বরাতের কোন আলোচনা নেই । সরাসরি তো দূরের কথা আকার ইংগিতেও নেই । অনেককে দেখা যায় শবে বরাতের গুরুত্ব আলোচনা করতে যেয়ে সূরা দুখানের প্রথম চারটি আয়াত পাঠ করেন । আয়াতসমূহ হল ঃ حم ﴿ ১ ﴾ وَالْكِتَابِ الْمُبِينِ ﴿ ২ ﴾ إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ ﴿ ৩ ﴾ فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ ﴿ ৪ ﴾ ( الدخان : ১ - ৪ ) অর্থ ঃ হা - মীম । শপথ সুস্পষ্ট কিতাবের । আমিতো এটা অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে । আমি তো সতর্ককারী । এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয় । ( সূরা দুখান , ১ - ৪ ) শবে বরাত পন্থী আলেম উলামারা এখানে বরকতময় রাত বলতে ১৫ শাবানের রাতকে বুঝিয়ে থাকেন । আমি এখানে স্পষ্টভাবেই বলব যে , যারা এখানে বরকতময় রাতের অর্থ ১৫ শাবানের রাতকে বুঝিয়ে থাকেন তারা এমন বড় ভুল করেন যা আল্লাহর কালাম বিকৃত করার মত অপরাধ । কারণ ঃ ( এক ) কুরআন মাজীদের এ আয়াতের তাফসীর বা ব্যাখ্যা সূরা আল - কদর দ্বারা করা হয় । সেই সূরায় আল্লাহ রাব্বুল আলামীন বলেন ঃ إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ﴿ ১ ﴾ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ﴿ ২ ﴾ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ ﴿ ৩ ﴾ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ ﴿ ৪ ﴾ سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ ﴿ ৫ ﴾ অর্থ ঃ আমি এই কুরআন নাযিল করেছি লাইলাতুল কদরে । আপনি জানেন লাইলাতুল কদর কি ? লাইলাতুল কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ । এতে প্রত্যেক কাজের জন্য মালাইকা ( ফেরেশ্তাগণ ) ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশে । এই শান্তি ও নিরাপত্তা ফজর পর্যন্ত অব্যাহত থাকে । ( সূরা কাদর , ১ - ৫ ) অতএব বরকতময় রাত হল লাইলাতুল কদর । লাইলাতুল বারায়াত নয় । সূরা দুখানের প্রথম সাত আয়াতের ব্যাখ্যা হল এই সূরা আল - কদর । আর এ ধরনের ব্যাখ্যা অর্থাৎ আল - কুরআনের এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দ্বারা করা হল সর্বোত্তম ব্যাখ্যা । ( দুই ) সূরা দুখানের লাইলাতুল মুবারাকার অর্থ যদি শবে বরাত হয় তাহলে এ আয়াতের অর্থ দাড়ায় আল কুরআন শাবান মাসের শবে বরাতে নাযিল হয়েছে । অথচ আমরা সকলে জানি আল - কুরআন নাযিল হয়েছে রামাযান মাসের লাইলাতুল কদরে । যেমন সূরা বাকারার ১৮৫ নং আয়াতে আল্লাহ রাব্বুল ' আলামীন বলেন ঃ شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآَنُ . অর্থ ঃ রামাযান মাস , যাতে নাযিল করা হয়েছে আল - কুরআন । ( তিন ) অধিকাংশ মুফাচ্ছিরে কিরামের মত হল উক্ত আয়াতে বরকতময় রাত বলতে লাইলাতুল কদরকেই বুঝানো হয়েছে । শুধু মাত্র তাবেয়ী ইকরামা রহ . এর একটা মত উল্লেখ করে বলা হয় যে , তিনি বলেছেন বরকতময় রাত বলতে শাবান মাসের পনের তারিখের রাতকেও বুঝানো যেতে পারে । তিনি যদি এটা বলে থাকেন তাহলে এটা তার ব্যক্তিগত অভিমত । যা কুরআন ও হাদীসের বিরোধী হওয়ার কারণে পরিত্যাজ্য । এ বরকতময় রাতের দ্বারা উদ্দেশ্য যদি শবে বরাত হয় তাহলে শবে কদর অর্থ নেয়া চলবেনা । ( চার ) উক্ত আয়াতে বরকতময় রাতের ব্যাখ্যা শবে বরাত করা হল তাফসীর বির - রায় ( মনগড়া ব্যাখ্যা ) , আর বরকতময় রাতের ব্যাখ্যা লাইলাতুল কদর দ্বারা করা হল কুরআন ও হাদীস সম্মত তাফসীর । সকলেই জানেন কুরআন ও হাদীস সম্মত ব্যাখ্যার উপস্থিতিতে মনগড়া ব্যাখ্যা ( তাফসীর বির - রায় ) গ্রহণ করার কোন সুযোগ নেই । ( পাচ ) সূরা দুখানের ৪ নং আয়াত ও সূরা কদরের ৪ নং আয়াত মিলিয়ে দেখলে স্পষ্ট হয়ে যায় যে , বরকতময় রাত বলতে লাইলাতুল কদরকেই বুঝানো হয়েছে । সাহাবী ইবনে আব্বাস ( রাঃ ) , ইবনে কাসীর , কুরতুবী প্রমুখ মুফাচ্ছিরে কিরাম এ কথাই জোর দিয়ে বলেছেন এবং সূরা দুখানের ' লাইলাতুম মুবারাকা ' র অর্থ শবে বরাত নেয়াকে প্রত্যাখ্যান করেছেন । ( তাফসীরে মায়ারেফুল কুরআন দ্রষ্টব্য ) ইমাম কুরতুবী ( রহঃ ) তাঁর তাফসীরে বলেছেন ঃ " কোন কোন আলেমের মতে ' লাইলাতুম মুবারাকাহ ' দ্বারা উদ্দেশ্য হল মধ্য শাবানের রাত ( শবে বরাত ) । কিন্তু এটা একটা বাতিল ধারণা । " অতএব এ আয়াতে ' লাইলাতুম মুবারাকাহ ' এর অর্থ লাইলাতুল কদর । শাবান মাসের পনের তারিখের রাত নয় । ( ছয় ) ইকরামা ( রঃ ) বরকতময় রজনীর যে ব্যাখ্যা শাবানের ১৫ তারিখ দ্বারা করেছেন তা ভুল হওয়া সত্ত্বেও প্রচার করতে হবে এমন কোন নিয়ম - কানুন নেই । বরং তা প্রত্যাখ্যান করাই হল হকের দাবী । তিনি যেমন ভুলের উর্ধ্বে নন , তেমনি যারা তার থেকে বর্ণনা করেছেন তারা ভুল শুনে থাকতে পারেন অথবা কোন উদ্দেশ্য নিয়ে বানোয়াট বর্ণনা দেয়াও অসম্ভব নয় । ( সাত ) শবে বরাতের গুরুত্ব বর্ণনায় সূরা দুখানের উক্ত আয়াত উল্লেখ করার মাধ্যমে মানুষের মধ্যে এ আকীদাহ বদ্ধমূল হয়ে গেছে যে , শবে বরাতে সৃষ্টিকূলের হায়াত - মাউত , রিয্ক - দৌলত সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হয় ও লিপিবদ্ধ করা হয় । আর শবে বরাত উদযাপনকারীদের শতকরা নিরানব্বই জনের বেশী এ ধারণাই পোষণ করেন । তারা এর উপর ভিত্তি করে লাইলাতুল কদরের চেয়ে ১৫ শাবানের রাতকে বেশী গুরুত্ব দেয় । অথচ কুরআন ও হাদীসের আলোকে এ বিষয়গুলি লাইলাতুল কদরের সাথে সম্পর্কিত । তাই যারা শবে বরাতের গুরুত্ব বুঝাতে উক্ত আয়াত উপস্থাপন করেন তারা মানুষকে সঠিক ইসলামী আকীদাহ থেকে দূরে সরানোর কাজে লিপ্ত , যদিও মনে - প্রাণে তারা তা ইচ্ছা করেন না । ( আট ) ইমাম আবু বকর আল জাসসাস তার আল - জামে লি আহকামিল কুরআন তাফসীর গ্রন্থে লাইলালাতুন মুবারাকা দ্বারা মধ্য শাবানের রাত উদ্দেশ্য করা ঠিক নয় বলে বিস্তারিত আলোচনা করার পর বলেন : লাইলাতুল কদরের চারটি নাম রয়েছে , তা হল : লাইলাতুল কদর , লাইলাতু মুবারাকাহ , লাইলাতুল বারাআত ও লাইলাতুস সিক । ( আল জামে লি আহকামিল কুরআন , সূরা আদ - দুখানের তাফসীর দ্রষ্টব্য ) লাইলাতুল বারাআত হল লাইলাতুল কদরের একটি নাম । শাবান মাসের পনের তারিখের রাতের নাম নয় ইমাম শাওকানী ( রহ . ) তার তাফসীর ফতহুল কাদীরে একই কথাই লিখেছেন । ( তাফসীর ফাতহুল কাদীর : ইমাম শাওকানী দ্রষ্টব্য ) এ সকল বিষয় জেনে বুঝেও যারা ' লাইলাতুম মুবারাকা ' র অর্থ করবেন শবে বরাত , তারা সাধারণ মানুষদের গোমরাহ করা এবং আল্লাহর কালামের অপব্যাখ্যা করার দায়িত্ব এড়াতে পারবেন না । শবে বরাত নামটি হাদীসের কোথাও উল্লেখ হয়নি প্রশ্ন থেকে যায় হাদীসে কি লাইলাতুল বরাত বা শবে বরাত নেই ? সত্যিই হাদীসের কোথাও আপনি শবে বরাত বা লাইলাতুল বারায়াত নামের কোন রাতের নাম খ্ুেজ পাবেন না । যে সকল হাদীসে এ রাতের কথা বলা হয়েছে তার ভাষা হল ' লাইলাতুন নিস্ফ মিন শাবান ' অর্থাৎ মধ্য শাবানের রাত্রি । শবে বরাত বা লাইলাতুল বারায়াত শব্দ আল - কুরআনে নেই , হাদীসে রাসূলেও নেই । এটা মানুষের বানানো একটা শব্দ । ভাবলে অবাক লাগে যে , একটি প্রথা ইসলামের নামে শত শত বছর ধরে পালন করা হচ্ছে অথচ এর আলোচনা আল - কুরআনে নেই । সহীহ হাদীসেও নেই । অথচ আপনি দেখতে পাবেন যে , সামান্য নফল ' আমলের ব্যাপারেও হাদীসের কিতাবে এক একটি অধ্যায় বা শিরোনাম লেখা হয়েছে । শবে বরাত ও প্রাসঙ্গিক কিছু কথা শাবান মাস ; বিবিধ আলোকপাত
এদ্দিন আমাদের এই গল্পকবিতার জগত টা ছিল মনিটরের চৌকোনো পরিসরে . সবাই সবাইকে জানি , কথা বলি হরহামেশাই . অদৃস্য এক মমতার বাধনে জড়িয়ে আছি আমরা সবাই . কিন্তু তারপরেও আমরা কেও কাওকে চিনিনা বলে মন থেকে বুঝতেও পারিনা . যার দরুন কখনো কখনো জড়িয়ে যাই ঠুনকো ঝগড়ায় . পরিণ
G # m F # E F # তবু এই দেয়ালের শরীরে যত ছেড়া রঙ ধুয়ে যাওয়া মানুষ G # m F # E F # পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন G # m F # E F # আকাশের মতন অকস্মাৎ নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন G # m F # E F # মুখ তার চোখের কাছাকাছি এসে যেন পথ ভুলে G # m F # E F # দুটো মানচিত্র একে দুটো দেহের মাঝে বিধে আছে অনুভুতিগুলোর ব্যাবচ্ছেদ
বুড়ো রাহাত খান ইন্টারকমে ডাকছে , সোহানা জলদি গামছাটা দাও - মাসুদ রানা ।
সোমবার যেসব ইউনিয়নে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে এর মধ্যে রয়েছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাগাট , জাহাপুর , মধুখালী , নওপাড়া , রায়পুর ও কামারখালী ।
বরিশাল , ১২ জুলাই : বরিশাল জেলা বিএনপির বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল বরিশাল জেলা শাখা । এ উপলক্ষে সমাবেশে বক্তব্য দেন বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়েদুল হক চান এবং সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও বিএনপি . . . . বিস্তারিত »
ডেস্ক , বাংলাদেশ নিউজ ২৪x৭ ডটকম বিশ্বে প্রতি বছর পরোক্ষ ধুমপানে মারা যায় ৬ লক্ষ মানুষ । তার মধ্যে ১ লক্ষ ৬৫ হাজার হচ্ছে শিশু ।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ নিজাম উদ্দিন নোয়াখালীনিউজকে জানান , তাকে ধর্ষন করে হত্যা করা হয়েছে । তিনি আরো জানান , পারভিনের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯এর ( ২ ) ধারা মামলার দায়ের করা হয়েছে । ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পরশুরাম থানার পুলিশ এই পর্যন্ত চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে । একমাত্র মোঃ মামুনকে জেল হাজতে প্রেরণ করেছে । পুলিশ মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড এর আবেদন করলে আদালত তাকে জেল গেইটে জিজ্ঞাসাবাধ করার অনুমতি দিয়েছে । - নোয়াখালীনিউজ / পরশুরাম / ৬জুলাই / ০০৫৯শ
বান্দারবানেও প্রচুর ঘুরেছি । এবার নীলগিড়ি , নীলাচল দেখার ইচ্ছে আছে । বগালেকের সামনে
চলনবিল প্রতিনিধি : পাবনার চাটমোহর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী এস এম মোজাহারুল হকের মা মাজেদা বেগম ( ৭৩ ) গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মহেলা গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি . . . রাজিউন ) । তিনি ৭ ছেলে , ৬ মেয়ে , নাতি - নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । গত শুক্রবার তার বাবা আলহাজ মনসুরুল হক বার্ধক্যজনিত কারণে মারা যান । জবেদা খাতুন চলনবিল প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন সরকারের মা জবেদা খাতুন ( ৯০ ) ছাইকোলা গ্রামে নিজ বাড়িতে গতকাল সোমবার ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি . . . রাজিউন ) । তিনি ১ ছেলে , ৩ মেয়ে , নাতি - নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
ইস্ ! কেন যে এই টেকনিকটা আরও আগে জানলাম না ! ! জানলে … … … … … ! ! ! কেন যে সমকাল দর্পণ কে আর ও আগে পেলাম না । যা হোক আজ জানলাম । আসলে আমি মনে মনে এমন কিছু খোজঁতে ছিলাম । ধন্যবাদ মেহেদী ভাইয়া আপানাকে । আল্লাহ আপনার জ্ঞানকে আরও বৃদ্ধি করুক . আমীন . .
@ যাত্রী , বান্দরবানের পাহাড়ি বাঁকে বাঁকে লুকানো সৌন্দর্যে মোড়ানো ধন্যবাদ আপনাকে
রঙের তফাত্ হয় তাপের জন্য । যে তারকা যত ঠান্ডা , সে তারকা তত বেশি লাল রঙের হয় । সবচাইতে গরম তারারা হয় নীল রঙের । অনবরত তাপ ছড়াতে ছড়াতে তারাদের তাপ কমে যায় , তখন তাদের রংও বদলে যায় । তাই , যেসব তারার বয়স কম , সেগুলো নীল , সাদা ইত্যাদি রঙের হয় । লালচে আর লাল তারাগুলো হচ্ছে পুরোনো তারা । এদের মধ্যে যারা উজ্জ্বল , বুঝতে হবে যে তাদের আয়তন খুব বড় ।
বাটি আসিতে আসিতে বেলা প্রায় গড়াইয়া গেল । বহুদিনের পুরাতন লোক শিবু দাশ আজও বাটি আর জমি আগের মতই আগলাইয়া রাখিয়াছে । বাটি আসিয়াই অনুপ চান করিয়া লইলো । দিন দুইয়ের জন্যি সে আসিয়াছে , এই সময়ের মধ্যি তাহাকে অনেক কিছুই করিতে হইবে । চানের পরেই খাইয়া , সারা দিনের পথের ক্লান্তি দূর করার জন্য সে ঘুমাইতে গেল । নিজের ঘরখানা দেখিয়া তাহার মন হু হু করিয়া কাদিঁয়া উঠিলো । আহা ! কত স্মৃতি জড়াইয়া রহিয়াছে ঘড়খানার মধ্যে ।
ইলিয়াস লিখেছেন : ধন্যবাদ দুখী ভাই । আপনীতো ইদানিং অম্যাবস্যার চাঁদ হয়ে গেছেন ।
Posted in জীবন্ত নামায | Tagged নামায , নামাযে মনোযোগ ও বাইরের মন , যেভাবে মনোযোগ রক্ষার জন্য তৈরি হওয়া উচিত , সালাত | Leave a Comment »
যুগান্তর রিপোর্ট নিজামী , মুজাহিদ ও সাঈদীকে রাজধানীর ৫টি থানায় দায়ের হওয়া পৃথক ৫ মামলায় ১৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত । বুধবার অভিযুক্তদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ওইসব থানার তদন্ত কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদের জন্য মোট ৪৭ দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকার বিভিন্ন মহানগর হাকিম আদালত ওই রিমান্ড মঞ্জুর করেন । এছাড়া যে মামলার ওয়ারেন্ট বলে অভিযুক্তদের মঙ্গলবার গ্রেফতার করা হয়েছিল সে মামলায় আদালত নিজামী , মুজাহিদ ও সাঈদীকে জামিন দিয়েছেন । আর পল্লবী ও কেরানীগঞ্জ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় নিজামী - মুজাহিদকে গ্রেফতার দেখানো হয়েছে । এছাড়া রাজশাহীর মতিহার থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় ওই তিনজনকে এবং মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে পিরোজপুরে দায়ের হওয়া যুদ্ধাপরাধ সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে । এদিকে ৫ মামলায় ১৬ দিনের রিমান্ড মঞ্জুর হলেও গ্রেফতারকৃত শীর্ষ ৩ জামায়াত নেতাকে বুধবার রিমান্ডে নেয়া হয়নি । কোন মামলায় প্রথম জিজ্ঞাসাবাদ করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে না পারায় রাত পৌনে ৮টার দিকে তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয় । এর আগে বুধবার বিকালে জামায়াতে ইসলামীর ওই তিন শীর্ষ নেতাকে কঠোর পুলিশি প্রহরায় ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় । জামায়াতের শীর্ষ ৩ নেতাকে হাজির করার খবরে বুধবার সকাল থেকেই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করতে থাকে । জামায়াত সমর্থিত আইনজীবী ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সকাল থেকেই আদালত অঙ্গনে ভিড় করতে থাকে । এরই এক পর্যায়ে আদালত অঙ্গনে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় । পুলিশ জামায়াতের নেতাকর্মীদের আদালতের বাইরে জনসন রোডে পাঠিয়ে দেয় । এরপরও তারা বিভিন্নভাবে পুলিশকে কাজে বাধা দেয়ার চেষ্টা করলে ২০ জনকে গ্রেফতার করা হয় । সংবাদকর্মীরা দিনভর আদালত অঙ্গনে অপেক্ষা করতে থাকেন । কোর্ট রিপোর্টার জানান , বিকাল সোয়া ৪টায় নিজামী , মুজাহিদ ও সাঈদীকে কড়া পুলিশি প্রহরায় প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় । এর পরই তাদের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইনের আদালতে নেয়া হয় । সেখানে পল্টন থানায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার অভিযোগে ফেব্রুয়ারি এবং জুন মাসে দায়ের হওয়া পৃথক তিন মামলায় নিজামী - মুজাহিদ - সাঈদীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে মোট ৩০ দিনের রিমান্ডের আবেদন করেন পল্টন থানার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা । অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইনের আদালতে এসময় জামায়াতের আইনজীবীরা ছাড়াও ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া অভিযুক্তদের রিমান্ড বাতিল করে জামিন চান । জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন মশিউল আলম , আবদুর রাজ্জাক , আশরাফুল ইসলাম , আক্তারুজ্জামান সোহেল প্রমুখ আইনজীবী । তারা আদালতকে বলেন , অভিযুক্তরা এসব মামলার ঘটনার সঙ্গে জড়িত নন । এজাহারে তাদের নামও নেই । রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তাদের একটি জামিনযোগ্য মামলায় গ্রেফতার করে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে এবং রিমান্ড চাওয়া হচ্ছে । আদালতে এসময় রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর মোঃ আবদুল্লাহ আবু , জেলা পাবলিক প্রসিকিউটর খন্দকার আঃ মান্নান , মোখলেসুর রহমান বাদল , আবদুর রহমান হাওলাদার প্রমুখ আইনজীবী অভিযুক্তদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের সপক্ষে বক্তব্য রাখেন । তারা বলেন , অভিযুক্তদের নির্দেশে রাষ্ট্রপতির যাতায়াতের পথে কর্তব্যরত পুলিশের কাজেও কর্মীরা বাধা সৃষ্টি করেছে । এসময় শুনানি শেষে হাকিম মোহাম্মদ আলী হোসাইন প্রত্যেকটি মামলায় নিজামী - মুজাহিদ - সাঈদীকে তিন দিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন । তবে একটি মামলায় রিমান্ডের পর আরেকটি মামলার রিমান্ড কার্যকর হবে বলে হাকিম তার আদেশে উল্লেখ করেন ।
দেবী আশ্বাস দিলেন , " তুমি দুঃখ করিও না , আমি এই পানির ভেতরেই থাকি । দেখি তোমার কুড়াল খুঁজিয়া দিতে পারি কি না । " এই কথা বলিয়া তিনি ভুস করিয়া পানির তলে ডুব দিলেন । একটু পরে হাতে করিয়া একটা সোনার কুড়াল নিয়া আসিয়া বলিলেন , " দেখোতো বাছা , এই কুড়ালটা তোমার কি না ? "
' আমাকে বাপের বাড়ি পাঠায় ১০ লাখ টাকা আনার জন্য । টাকা নিয়ে যাইনি বলে স্বামী ও শাশুড়ির সঙ্গে ঝগড়া লাগে । একপর্যায়ে শাশুড়ি গায়ে কেরোসিন ঢেলে দেয় । স্বামী ম্যাচের কাঠি জ্বেলে আগুন ধরিয়ে দেয় । মাটিতে খানিকক্ষণ গড়াগড়ি করে আগুন নেভানোর চেষ্টা করি । তারপর একসময় জ্ঞান হারাই ' - এক নিঃশ্বাসে অস্পষ্ট উচ্চারণে কথাগুলো বলে হাঁপিয়ে ওঠেন হালিমা ইয়াছমিন । হালিমা রাজধানীর এলিফ্যান্ট রোডের ঢাকা বার্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন । ক্লিনিকে গিয়ে দেখা যায় , তাঁর দুই হাত , পা , বুক , মুখের বেশির ভাগ অংশ পুড়ে গেছে । বাম পাশের স্তন পুরোপুরি গলে শরীরের সঙ্গে লেগে গেছে । প্রতিষ্ঠানের চিকিৎসক সৈয়দ শামসুদ্দিন আহমেদ জানান , হালিমার শরীরের প্রায় ৩৫ শতাংশ গভীরভাবে পুড়ে গেছে । অবস্থা আশঙ্কাজনক । আগুন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন হালিমার স্বামী হারুন অর রশিদ । টেলিফোনে হারুন প্ বলেন , ঘটনার দিন ঝগড়া বা মনোমালিন্যের ঘটনা ঘটেনি । হালিমা হঠাৎই উত্তেজিত হয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন । এ প্রসঙ্গে হালিমা বলেন , ' কিছু না ঘটলে নিজের শরীরে আগুন লাগাব কেন । ' এ মাসের দুই তারিখে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরপার্বতীতে হালিমার শ্বশুরবাড়িতে ঘটনাটি ঘটে । হালিমাকে প্রথমে ফেনীর আল কেমী হাসপাতালে ভর্তি করা হয় । সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে এবং আরও পরে ঢাকা বার্ন ক্লিনিকে ভর্তি করা হয় । হালিমার মামা আনিসুজ্জামান অভিযোগ করেন , হালিমা যত দিন কথা বলতে পারেননি , তত দিন স্বামী ও শাশুড়ি সঙ্গেই ছিলেন । কথা বলা শুরু করলে তাঁরা সটকে পড়েন । ঘটনার পর থেকে হালিমা ১৭ জুন পর্যন্ত সংজ্ঞাহীন ছিলেন । জ্ঞান ফিরলে হালিমার কথা শুনে তাঁর মা বেগম রোকেয়া সেলিম নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় এজাহার করেন । এজাহারে হালিমার স্বামী , শাশুড়ি ও সহায়তাকারী হিসেবে শ্বশুরের নামে অভিযোগ করা হয়েছে । রোকেয়া সেলিম বলেন , ' বিয়ের সময় ছেলে কাজ করে বলে জানায় । পরে জানা যায় ছেলে বেকার ও নেশা করে । ছেলে ব্যবসার কথা বলে বিভিন্ন সময় টাকা নিয়েছে । আরও টাকা দেওয়ার জন্য মেয়েকে চাপ দিতে থাকে । ' এ পর্যন্ত প্রায় ১০ লাখ টাকা দেওয়া হয়েছে বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে । হালিমা বলেন , ' বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামী টাকার জন্য নির্যাতন চালাতে থাকে । শ্বশুর নির্যাতন না করলেও নির্যাতনে বাধা দিতেন না । ঘটনার দিনও বাধা দেননি । ' হালিমাকে ঢাকায় আনার আগ পর্যন্ত হালিমার পরিবারকে ঘটনার কথা জানানো হয়নি । ক্লিনিকে হালিমার আগের ছবি ও পোড়ার পরের বীভৎস ছবিগুলো দেখানোর একপর্যায়ে হালিমার নানি কান্নায় ভেঙে পড়েন । তিনিই কোলেপিঠে করে হালিমাকে বড় করেছেন । এ সময় হালিমার মা এবং মামাও কান্না সামলাতে পারেননি । কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক আকন্দ টেলিফোনে প্রথম আলোকে বলেন , ' হত্যার উদ্দেশে দাহ্য পদার্থ দিয়ে পোড়া , যৌতুকের জন্য মারধরের জন্য মামলা করা হয়েছে । আসামিরা বর্তমানে পলাতক । গ্রেপ্তারের চেষ্টা চলছে । '
ঢাকা , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি । সোমবার চট্টগ্রামে এমএ আজিজ স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলাকে ৪ - ০ গোলে বিধ্বস্ত করে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা । ফাইনাল খেলা উপভোগ করতে এমএ আজিজ স্টেডিয়ামে বিপুল দর্শক সমবেত হয় । ৫ মিনিটের মাথায় নুবাই চিং মারমা গোল ( ১ - ০ ) করে এগিয়ে নেন আনসারকে । ১০ মিনিটের সময় অংম্রাচিং মারমা গোল ( ২ - ০ ) করে ব্যবধান দ্বিগুণ করেন । প্রথমার্ধে ওই ২ - ০ গোলেই এগিয়ে থাকে তারা । দ্বিতীয়ার্ধের শুরুতেই দু ' টি গোল আদায় করে নেয় আনসার । ৫৩ মিনিটে রূপালী চাকমা এবং ৬২ মিনিটে জাহানারা আক্তার গোল করে বিশাল জয় নিশ্চিত করেন আনসারের । আর নারায়ণগঞ্জ জেলা কোনো বড় ধরনের আক্রমণই হানতে পারেনি । ফলে আবারো মহিলা ফুটবলের শিরোপা চলে যায় আনসারের ঘরে । ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য ও বাফুফে ' র কার্যনির্বাহি কমিটির সদস্য আলহাজ্ব সামসুল হক চৌধুরী । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে ' র সহ - সভাপতি মঞ্জুর হোসেন মালু , বাফুফে মহিলা কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চু , এএফসি কার্যনির্বাহি কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরন , বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ - সভাপতি কামরুন নাহার লিলি আজিজ , চট্টগ্রাম ডিএফএ ' র সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন শামীম , বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শর্মিষ্ঠা রায় প্রমুখ । পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল ৫০ হাজার এবং রানার্স - আপ ২৫ হাজার টাকার পাশাপাশি ট্রফি লাভ করে । এছাড়া উভয় দলের খেলোয়াড়দের মেডেল দেয়া হয় । এবারের টুর্নামেন্টে যশোর জেলার খেলোয়াড় আকলিমা খাতুন সেরা খেলোয়াড় এবং ১৩টি গোল করে আনসারের অংম্রাচিং মারমা সর্বোচ্চ গোলদাতা হয়েছেন । উভয়েই ৫ হাজার টাকা করে পুরস্কার পান । টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি ও ৫ হাজার টাকা পুরস্কার পেয়েছে কিশোরগঞ্জ জেলা দল । ( শীর্ষ নিউজ ডটকম / এমআর / এএএ / ০৩ . ৪০ঘ . )
বাঙ্গাল মানুষ বলেছেন : ১০০ ভাগ সরকার দায়ী আজকের এই অবস্থার জন্য ।
আ আমার এক বন্ধু মুজিব । একদিন আফসুস করে বললো - মেসবাহ বলতো , আমার চেহারায় কি লোচ্চা ভাব আছে ? আমি বললাম , কেনোরে ? তোর এমন মনে হলো কেনো ? ও বললো , তোর বউ আর মিলনের বউ আমারে কেনো ভাই ডাকে ? বললাম , ভাই ডাকাতো ভালো . . . এর সাথে লোচ্চার সম্পর্ক কী ? ভাই ডাকা মানে তোদের দুই বউ নিরাপদ বোধ করে . . . তারমানে তোরা যাই বলিস না কেনো - - আমার চেহারায় লোচ্চা একটা ভাব আছে - আক্ষেপ করে মুজিব বললো আমি কিছু না বলে ওর কথার সত্যতা নিয়ে ভাবতে থাকি . . . । বন্ধুপত্মীরা মুজিবকে ভাই ডেকে যে আস্থা বা ভরসা পায় , তেমনি ভরসা পায় আমার বন্ধুরা আমার প্রতি । তারা তাদের অনেক কিছু আমার সাথে শেয়ার করে । আমি তাদের সুখের কথা , দুখের কথা , ক্ষোভের কথা , অভিমান আর অনুযোগের কথা শুনি । প্রয়োজনে আমার পরামর্শ চায় । ওরা যদি জানতো , আমি এসব ক্ষেত্রে একটা গন্ড মূর্খ । পরামর্শ দেবার মত বুদ্ধি বা মেধা আমার অন্তত নেই ।
ঢাকা , ১২ জুলাই : হরতালে মারধর করে হত্যাচেষ্টার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী , স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আইজিপিসহ পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা খারিজ করে দিয়েছেন আদালত । মঙ্গলবার ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় মামলাটি খারিজ করা হয় বলে . . . বিস্তারিত »
পৃথিবীটা নাচে দেখো ছোট ছোট লম্ফে আমি কাঁপি , তুমি কাঁপো মৃদু ভূমিকম্পে । মৃদু কবে মহা হবে নেই কোন ঠিক তার এই বুঝি সাতে ঘোরা - ঘুরি করে রিখটার । হবে না তো লাভ কোন কাঁড়ি কাঁড়ি টাকাতে বাস যদি করো ভায়া চট্টলা , … Continue reading →
আমি কিন্তু ফটকা বিনিয়োগকারী নয় । একেবারে BB গভর্ণর এর কথা মত ফান্ডামেন্টালী ভাল শেয়ার কিনেছিলাম । কিন্তু প্রতিদানে আজকে তোরা আমাকে ভিক্ষুক বানাইলি । আমার আজকে এই পরিনিতির জন্য দায়ী টাঁকলু মাল . . . আর তার আম্মা . . . . . . কারন বারবার আমরা সরকারকে সতর্ক করার পরেও তারা যথা সময়ে বাজারের দিকে নজর দেয়নি । যার ফলশ্রুতিতেই ২০১১ এর মহাপতন । ১০০ ভাগ সরকার দায়ী আজকের এই অবস্থার জন্য । প্রায়ই দেখা যায় , শেয়ারবাজারের অস্বাভাবিক যে কোন পরিস্থিতির জন্য কথিত কর্তাব্যক্তিরা সাধারণ বিনিয়োগকারীদের দায়ী করেন । বলে থাকেন তারা নাকি না বুঝে বিনিয়োগ করছে । কিন্তু কথা হল বর্তমানে যে শেয়ার বাজারে ধসের পর ধসে সাধারণ লক্ষ লক্ষ বিনিয়োগকারীকে পথে বসিয়ে হত্যা করা হচ্ছে , প্রতিবাদ করতে গেলে পুলিশ দিয়ে মারা হচ্ছে , এভাবে তাদের সব কিছু কেড়ে নিয়ে রাস্তায় বসিয়ে কিছু বড় বড় লাঘব বোয়ালকে রাতারাতি ধনী বানিয়ে দেয়ার ব্যবস্থা করা হচ্ছে তার দায়দায়িত্ব কাদের দয়া করে বলবেন কি ? ? আমাকে ভিক্ষুক বানাইলো যারা আজকে তাদেরকে আমি ছাড়ুমনা চোধুরী সাহেব . . . . . . . . . আমাদের অশ্রু আর ক্ষোভের দাবানলে তোঁরা ক্ষমতা ছেঁড়ে পালিয়েও বাচতে পারবিনা ।
জামায়াতের ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোমিনুল ইসলাম পাটোয়ারী বলেছেন , সরকারের অব্যাহত জুলুম আর নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে । সরকার একের পর এক দেশবিরোধী কর্মকান্ডে জড়িয়ে পড়েছে । তিনি গত শুক্রবার জামায়াত কার্যালয় অনুষ্ঠিত মানিকগঞ্জ জেলা মজলিসে শূরা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন । বৈঠকে জেলা আমীর মাওলানা দেলওয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন , মানিকগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেনসহ জেলা মজলিসে শূরার সদস্যবৃন্দ । তিনি আরও বলেন , জামায়াতের শীর্ষ নেতাদের বন্দী করে [ . . . ]
সুখী মানুষ বলেছেন : ক্যাচাল বলেছেন : আমাদের লুল ঝাতির কি হপেগো উনি কি এখনও বিবাহপরবর্তী লুল আছে নাকি গেছে ? ? ? জবাব দিন মুছে ফেলুন
কাল ফেসবুকে দেখলাম একবছর আগে আমাদেরকে আমাদের মহান মেসবাহ ভাই দাওয়াত করে খিচুরী খাইয়েছিলেন । তারপর দিন মাস পেড়িয়ে বছর হয়ে গেলো । ফেসবুকে সেই খিচুরী খাওয়ার ছবি কাল থেকে আবার দেখতে পাচ্ছি ।
ঘটনার পর পরই পুলিশ প্রশাসন , ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে । মাটির নিচে আরো লাশ পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে ।
কষ্টের মাঝে ডুবে আছে সবই , আছে বহু দিন ধরে এই জগতের প্রতিটি পাতায় কষ্টেরা খেলা করে ।
ওয়েস্ট ইন্ডিজ : ড্যারেন সামি ( অধিনায়ক ) , ক্রিস গেইল , ডোয়ান ব্রাভো , ড্যারেন ব্রাভো , কিয়েরন পোলার্ড , রামনরেশ সারোয়ান , ডেভন স্মিথ , সুলেইমান বেন , নিকিতা মিলার , কার্লটন বগ ( উইকেটরক্ষক ) , আন্দ্রে রাসেল , রবি রামপল , কেমার রোচ , শিবনারায়ন চন্দরপল ও অ্যাড্রিয়ান বারাথ ।
হরতাল আহ্বানকারী ১১টি দল হলো - বাংলাদেশ খেলাফত মজলিশ , বাংলাদেশ খেলাফত আন্দোলন , সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ , ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ( এনডিপি ) , ইসলামী ঐক্য আন্দোলন , বাংলাদেশ মুসলিম লীগ , বাংলাদেশ ন্যাপ , ন্যাপ - ভাসানী , জাতীয় গণতান্ত্রিক পার্টি ( জাগপা ) , ইসলামিক পার্টি এবং নেজামে ইসলাম পার্টি ।
বরগুনা , ১২ জুলাই : বরগুনার আমতলী উপজেলায় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ছয়জন পুলিশ আহত হওয়ার ঘটনায় প্রায় পাঁচ শতাধিক লোকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ । গত দু ' দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সরকারি কাজে বাধা , পুলিশ মারধরের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে । . . . . বিস্তারিত »
ছোট ভালো , এগিয়ে যান সোনালী আগামীর পথে , বন্ধুর জন্য শুভ কামনা .
কুড়িগ্রাম , ১২ জুলাই : কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে নদী ভাঙ্গনের শিকার গ্রামবাসীরা ভাঙ্গনরোধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে । মঙ্গলবার দুপুরে প্রায় ২০কিলোমিটার পথ অতিক্রম করে ভোগডাঙ্গা ইউনিয়নের প্রায় সহস্রাধিক মানুষ জেলা শহরের . . . বিস্তারিত »
হা হা হা হা , থাক আপনার জাতে ওঠার দরকার নাই । আমাদের পদ্ম জাতহীনই ভালো ।
যাই হোক , আমার মোবাইলা বেশ পছন্দ হয়েছে । ওজনে আইফোন থেকে অ - নে - ক হালকা । টাচ্ স্ক্রিনটা ব্যবহার করা অনেক মজার । আইফোনের চাইতেও হালকা ছোঁয়ায় কাজ করে ।
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের মুরাদ - শফিউল্লাহ , নাটোর মিয়ার হাট ও ইলিশা গ্রাম , কাঁচিয়া ইউনিয়নের ভবানীপুর , শাহমাদার ও কাঁচিয়া গ্রাম এবং ধনিয়া ইউনিয়নের তুলাতুলি ও ধনিয়া গ্রামের প্রায় দেড় হাজার পরিবার এখন পানিবন্দী । দৌলতখান উপজেলার ভবানীপুর ও সৈয়দপুর ইউনিয়নের প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী হয়েছেন ।
- আপনার দ্বিতীয় ইচ্ছেটা নিবেদন করুন এবার জামাই রাজা । চোখ নামিয়ে মন্ত্রী বললেন । - ওঃ , মন্ত্রীমশায় - আসুন আসুন । খুব খুশী হয়েছি আমার প্রথম ইচ্ছাটা পূরণ করেছেন । কাল যখন মরতেই হবে তখন বাকী ইচ্ছেদুটোও নিশ্চয়ই পূরণ করে নেব । হ্যাঁ , আজকের ইচ্ছেটা অতি সামান্য । এই আপনার রাজকোষে যত ধনরত্ন জমা আছে সে সব আমার এখানে পৌঁছে দিন । দুষ্টুমির হাসিতে ঝিকঝিক করে রাজপুত্র বললেন । - য়্যাঁ ? আমি . . . . আমি রাজাকে গিয়ে বলছি জামাই রাজা । অতি দ্রুত কারাগারের বাইরে এসে তালা লাগিয়ে মন্ত্রী রাজার কাছে গেলেন ।
উপকরণ : মাঝারি মাপের চিংড়ি ৭০০ গ্রাম , পোলাওর চাল ৫০০ গ্রাম , পেঁয়াজ , রসুন , আদাবাটা ৩ টেবিল চামচ , সরিষার তেল পরিমাণমতো , হলুদ , মরিচ গুঁড়া ১ চা চামচ , লেবুর রস ২ টেবিল চামচ , কাঁচামরিচ বাটা ৩ টেবিল চামচ , লবণ পরিমাণমতো , ঘি পরিমাণমতো , বেরেস্তা পরিমাণমতো ।
Download XML • Download text