bpy-40
bpy-40
View options
Tags:
Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.
মোঃ মনির হোসেন বাদল : পটুয়াখালীর বহুল আলোচিত জুয়েলা হত্যা মামলার রায়ে বিজ্ঞ বিচারক আসামী স্বামীসহ ৩জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন । আজ মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা জজ আদালতের বিজ্ঞ জেলা ও দায়রা জজ এস এম মজিবুর রহমান এক জনাকীর্ন আদালতে এ রায় প্রদান করেন ।
গিটারের প্রাথমিক পরিচিতি : আমরা যে গিটার শিখতে চাই তা হলো অ্যাকুস্টিক স্প্যানিশ গিটার । আমাদের দেশে অনেকে হাওয়াইয়ান গিটারও শেখে তবে তা মূলত কেবল একক যন্ত্র হিসাবে ব্যবহৃত হয় ; গান গাওয়ার সময় অনুষঙ্গ হিসাবে নয় । অ্যাকুস্টিক গিটারে তারের কম্পন গিটারের কাঠের বডিতে অনুরণন হয়ে শব্দের সৃষ্টি করে । অপর দিকে ইলেকট্রিক গিটারে ( ব্যান্ডগুলো যা নিয়ত ব্যবহার করে ) তারের কম্পন সরাসরি সেন্সরের মাধ্যমে প্রিঅ্যাম্প হয়ে অ্যাম্পলিফায়ারে যায় । এ ক্ষেত্রে গিটারের বডি কেবল সৌন্দর্যের জন্য । গিটার শেখার জন্য অ্যাকুস্টিক বেশী উপযোগী বলে আমরা ইলেকট্রিক গিটার নিয়ে কোন আলোচনা করব না এখানে । যাই হোক , অ্যাকুস্টিক গিটারে যে অংশগুলো থাকে তা পাশের চিত্রে দেখানো হলো । গিটার কেনা : আমাদের দেশে গিটার কেনা নবীনদের জন্য ভীতিকর । তার প্রথম কারণ দোকানীরা গিটার একেবারে জানে না এমন খদ্দেরদের পাত্তা দিতে চায় না । দ্বিতীয়ত কিছুই না জানার কারনে , যেন তেন একটা গছিয়ে দেয় বা বেশী দাম রাখে । সে কারণে , প্রথম গিটার কেনার সময় গিটার কেউ ভাল জানে এমন কাউকে সাথে নেয়া জরুরী । ঢাকায় নিউমার্কেটে মেলোডি ও সুরমেলা ছাড়াও উত্তরার দিকে দুএকটি দোকান আছে । আমি প্রবাসী বলে সর্বশেষ খবর জানি না । বিদেশে যে কোন দোকানে একটু খোঁজ নিয়ে কিনলে ভাল গিটার কেনা যায় । ঢাকায় সবচেয়ে বেশী চলে মনে হয় গিভসান , তার পর সিগনেচার । একটু দামী কিনলে ফেন্ডার , ইয়ামাহা কেনা যেতে পারে । এসব ব্র্যান্ডের মধ্যেও আবার কম দামী বেশী দামী মডেল আছে । ব্যাগ , পিক ও ক্যাপো : গিটার কেনার সাথে সাথে তা বহন করা বা নিরাপদে রাখার জন্য একটা ব্যাগ খুব জরুরী । ব্যাগ শক্ত কাঠামো ও মোটা কাপড়ের হয় । শক্তগুলোর দাম বেশ বেশী হতে পারে , আর কাপড়ের ব্যাগ ২ / ৩শ টাকার মধ্যে পেয়ে যাওয়ার কথা । গিটার বাজানোর জন্য আমাদের কিছু পিক লাগবে । পিক আকারে ছোট বলে মাঝে মধ্যে হারায় , তাই একসাথে ৫ / ৬টা কিনে রাথা ভাল । এত কিছু কেনার পর আমি সুপারিশ করব একটা ক্যাপো কিনতে । একটা ক্যাপো থাকলে গান গাওয়া অনেক সহজ হয়ে যায় । গিটার টিউন করার জন্য অনেকে টিউনার ব্যবহার করে । ডিজিটাল টিউনারের দাম সম্পর্কে আমার ধারণা নেই । তবে আমরা টিউন নিজে নিজে করব বলে কোন টিউনারের দরকার নেই । খুব প্রয়োজন হলে বিশেষ সফটওয়ার নামাতে পারেন যা দিয়ে কম্পিউটারের সাহায্যে গিটার টিউন করা যায় ( মাইক্রোফোন থাকতে হবে ) । পাশে পিক ও ক্যাপোর ছবি দেয়া হলো । গিটার টিউনিং : গিটার বাজানোর আগে আমাদের টিউন করে নিতে হবে । প্রথম পাঠ বলে আমরা টিউন করাটা খুব সহজ করে শিখতে চাই । মোটামুটি টিউন করতে পারলে , পরের পাঠগুলো বুঝা সহজ হবে । যখন নোট ও স্কেল সম্পর্কে ভাল ধারণা হবে তখন আবার আমরা টিউনিংএর বিশদ জানব । টিউন করা জন্য সবচেয়ে চিকন ( ১নং ) তারকে মোটামুটিভাবে টান টান করুন । গিটারের মাথায় প্রতিটি তারকে টান দেবার বা ঢিল করার জন্য একটি করে টিউনিং কি আছে । একটা কিকে এদিক ওদিক ঘুরিয়ে দেখুন তার কি টান হচ্ছে না ঢিলা হচ্ছে । ( সঠিকভাবে তার প্যাঁচানো থাকলে ঘড়ির কাটার দিকে ঘুরালে ১ , ২ , ও ৩ নং তার টান হবে । ৪ , ৫ ও ৬নং এর বেলায় উল্টো । ) তার খুব বেশী টান হলে বাজাতে কষ্ট হবে , অতিরিক্ত টান হলে তা ছিঁড়ে যাবে । আর খুব ঢিলা হলে বাজানোই যাবে না । কতটা টান হলে তা চলনসই হবে তা বোঝার জন্য তারটিকে ফ্রেটবোর্ডের মাঝ বরাবর উপরের ২নং তারের দিকে ঠেলা দিন । আধা সেন্টিমিটারের মত সরাতে পারলে ধরে নেয়া হবে তারে টান ঠিক আছে । ১নং তার এখন টিউন হয়ে গেছে । এবার দুনং তারের ৫নং ফ্রেটে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে পিক দিয়ে একই সাথে ১নং ও ২নং তার বাজান । দুটো তারের শব্দ কি আলাদা করে শোনা যায় ? সঠিক টিউন হলে দুতারে একই শব্দ শোনা যাবে । ঠিক না হলে একটা ঢেউয়ের মতো শব্দ শোনা যাবে । ২নং তারটিকে টান করে বা ঢিল করে দুটি তারের শব্দ এক করুন । এটি করার জন্য ৮ / ১০ বার বা তারও বেশী সংখ্যক বার চেষ্টা করতে হতে পারে । ১নং ও ২নং তার সমমেল হলে আমরা ৩নং তারে যাব । ৩নং তারের ৪নং ফ্রেটে আঙুল চেপে আগের মতো ২নং ৩নং তার একসাথে বাজাতে হবে । সমমেল না হওয়া পর্যন্ত ৩নং তারকে টান বা ঢিল করতে হবে । ৪নং তার টিউন করার জন্য , এর ৫নং ফ্রেটে আঙুল চেপে ৪নং ও ৩ নং তার একসাথে বাজাতে হবে । দুটি সমমেল হওয়া না পর্যন্ত ৪নং তারকে টান দিতে বা ঢিল করতে হবে । একইভাবে ৫ নং ও ৬ নং তার টিউন করতে হবে । ৫নং তারের সময় ৫নং ফ্রেটে ধরে ৫ ও ৪নং তার বাজাতে হবে । ৬নং তারের সময় এর ৫নং ফ্রেটে আঙুল চেপে ৫নং তারের সাথে বাজাতে হবে । একবার সব তার টিউন হয়ে গেলে আবার সবগুলো তারকে দেখে নিন ঠিক শোনাচ্ছে কি না । অর্থাৎ , ২ নং তারের ৫নং ফ্রেটে আঙুল চেপে ১নং তারের সাথে বাজান । ঠিক আছে মনে হলে , ৩নং তারের ৪নং ফ্রেটে আঙুল রেখে ২নং তারের সাথে বাজান ; এভাবে সবগুলো দেখে নিন । ভিডিও লিংক : ভিডিও লিংক ইউটিউব থেকে নীচে । হাই কোয়ালিটি ডাউনলোড , ৩৬ মেগাবাইট ।
সাতকানিয়া সংবাদদাতা : : সাতকানিয়ার ১৭ ইউনিয়নের ৪১ চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন । গ্রহণকৃত মোট ভোটের আট ভাগের এক ভাগের চেয়ে কম ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল আলম ।
সিলেট অফিস : ইন্টারনেটে প্রেম করে বিয়ে করেছিলেন দুই দেশের দুই বাসিন্দা কাওসার আহমদ ও সারন ভেলাস টু ভালদ্বেজ । পরিচয় হয়েছিল ইন্টারনেটের সামাজিক নেটওয়ার্ক ফেইসবুকে । সেখান থেকেই একে অন্যকে জানাশোনা । কাওছার ( ৩০ ) বাংলাদেশী । আর সারন ( ২৪ ) ফিলিপাইনের । পরিচয় হয়েছিল প্রায় দুই বছর আগে । ২০০৯ সালের মাঝামাঝি সময়ে । তখন কাওছার থাকেন সৌদি আরবে । সিলেটের মৌলভী বাজারের কুলাউড়া উপজেলা বনগাও গ্রামে তার বাড়ি । পরিচয়ের পর এক পর্যায়ে সারণের সঙ্গে প্রেম হয় তার । দু ' বছর প্রেম করার পর তারা সিদ্ধান্ত নেন একে অন্যকে বিয়ে করার । কথা হয় সারণ ধর্মান্তরিত হবেন ।
আজ পাইছে আমারে পাওয়ার মত । আমার আইজ বারটা বাজবে কুন সন্দেহ নাই । কেন না আইজ আমার " পাঠক " বাংলাখাইয়া উল্টাপালটা বকতে আছে । আমি বুঝিতেছিনা " পাঠক " বাংলা খাইবার পয়সা পাইলো কোথায় ? কারন " পাঠক " বিএ পাস দিয়া বইয়া রইছে সেই কবে থেকে বেকার জিনদেগি পালন করতেছে বহু বছর ধইরা । সরকারের অনেক দফতরে চাকরির খোজে পে ওয়ার্ডার বানাইয়া জমিজিরাত সব বেচছে । এখন খাইবার পয়সা পায়না কিন্ত বাংলা গিলিয়া আসিয়াছে ! ! ! ! ! ! ! ! বাংলার গন্ধে আমার মনমেজাজ বিগরা রইছে আমি জিগাইলাম বাবা " পাঠক " বাংলা খাইছো টাকা পাইলা কোথায় ? আমারে কিছু না কইয়া শুইতেচলে যাইতেছে , আমি আবারো জিগাইলাম সে উত্তরে আমারে কইলো চাকরি বাকরি না পাইয়া একটা নতুন কাম ধরছি অনেক টাকা . . . . . . . . কামে আমি তারে জিগাই কি কামে এত টাকা ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? সে কইলো বর্ডার থিক্কা ডাইল , ও আরো অনেক নেশার জিনিষ আনিয়া ডাহা টাউনে বেচা তার পর টাহাই টাহা . . . . .
এখানে সাক্ষরতার হার ৭৯ % , । পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৪ % , এবং নারীদের মধ্যে এই হার ৭১ % । সারা ভারতের সাক্ষরতার হার ৫৯ . ৫ % , তার চাইতে আমবালা ক্যান্টনমেন্ট এর সাক্ষরতার হার বেশি ।
এ প্রকল্পের অধীনে ঢাকা সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ডেরও ভোটার তালিকা হালনাগাদ করা হবে বলে জানান তিনি ।
এখন তারিখ ও সময় হচ্ছে বুধ জুলাই ১৩ , ২০১১ ১ : ২৩ পূর্বাহ্ন
সেভস বাড়ী # ৪২ / ৩ , ব্লক - এফ মোহাম্মদপুর , ঢাকা
আবুতোরাব বাজারে প্রতিদিন মায়ানী , খৈয়াছড়া ও মঘাদিয়া এলাকার হাজার হাজার মানুষ একত্রিত হয় । সপ্তাহের প্রতিদিনই এখানে বাজার বসে । বর্তমানে বাজারের প্রতিটি গলি ময়লায় সয়লাব হয়ে গেছে ।
প্রোগ্রামিং » মোহাম্মদ রকিবুল হায়দার » ১৭ জুলাই , ২০১০ » 45 টি মন্তব্য » 2 , 854 বার দেখা হয়েছে
চোখে নাহি দেখে নছর মাথা নাই থির নুকাতে পড়িয়া জপে আল্লার জিকির । জপিতে জপিতে নাম হৈল বেঁহুস এত কষ্ট পায় নছর ণছিবের দোষ । । দরেয়ার পীর যেই খোয়াজ খিজির শুনিল শুনিল যেন তাহার জিকির । বড় বড় নুকা লইয়া খাটাইয়া জাল সারি গাইয়া যায়রে জাইল্যা দুফাঁক করি খাল । মাঝ দরিয়ায় ছোড নুকা ধরি ফেলে । নছরেরে যাইয়া তারা তুলিয়া আনিল পরাণ আছে কি নাই দেখিতে লাগিল । মাথাৎ ঠান্ডা পানি দিল , খাইতে দিল ডাব খানিক বাদে ভাল হৈল নছরের ভাব ।
ইসলাম উদ্দিনের জন্ম ১৯৬৯ খ্রিস্টাব্দের ২ আগস্ট কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নোয়াবাদ গ্রামে । অল্প বয়সেই গ্রামীণ নাট্যপালার অভিনয়ের প্রতি ঝুঁকে পড়েন । প্রথম পর্যায়ে ' কাশেম - মালা ' ও ' দস্যু বাহরাম ' নামের দুটি ঝুমুর যাত্রাপালায় অভিনয় করেন । তখন তাঁর বয়স ১২ / ১৩ ।
বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মামুনুর রশীদ মদ তৈরি ও সেবনের দায়ে অভিযুক্তদের দুই হাজার টাকা করে জরিমানা করেন । অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন ।
আমরা যারা ডামিস ' সিরিজের বইয়ের সাথে পরিচিত , তারা জানি এই বইগুলো কেমন হয় । যারা জানিনা , তাদের জন্য বলছি , ডামিস ' সিরিজের বইগুলো খুব ভাল মানের শিক্ষণীয় বই । এই বইগুলো খুব সুন্দরভাবে হাস্য - রসাত্মক বর্ণনার মাধ্যমে . . .
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মতিয়ার রহমান বলেন , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী নওদা মটমুড়া গ্রামের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের ( ইউপি ) সদস্য মাজহারুল ইসলামের বাড়ির পেছন থেকে ডাকাতদের রেখে যাওয়া একটি আধুনিক শাটারগান ও দুটি বোমা উদ্ধার করে । তবে ডাকাতদের কাউকে আটক করা সম্ভব হয়নি ।
আপনার পোষ্ট নেতাদের ভাষনের মতই লম্বা চওড়া । তবে বিরক্তিকর না ! পরতে মজাই লাগল । দল্গুলান , অভ্ভাশের , উদ্দেস্য - এই বানানগুলো কিম্ভুত রকমের ভুল !
কথা : গৌরী প্রসন্ন মজুমদার সুর : অংশুমান রায় শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি - প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণী বাংলাদেশ , আমার বাংলাদেশ । । এই সবুজের বুকে চেরা মেঠো পথে আবার যে যাব ফিরে , আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাব শিল্পে - কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি । । বিশ্ব কবির ' সোনার বাংলা ' , নজরুলের ' বাংলাদেশ ' , জীবনানন্দের ' রূপসী বাংলা ' রূপের যে তার নেই কো শেষ , বাংলাদেশ । জয় বাংলা বলতে মন রে আমার এখনও কেন ভাবো আবার হারানো বাংলাকে আবার তো ফিরে পাব অন্ধকারে পূর্বাকাশে - , উঠবে আবার দিনমণি । ।
গত ১৯শে ডিসেম্বর ২০১০ইং রোজ রবিবার টোকিওর আকাবানে বিভিও হলে গ্রেটার নোয়াখালী সোসাইটি মহান বিজয় দিবস উপলক্ষে একটি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের বানিজ্যিক কাউন্সিলর মো : রাশিদুল ইসলাম ।
এদিকে টানা পাঁচদিনের বর্ষণে জেলার মির্জাগঞ্জ উপজেলার মেহেন্দিবাদসহ গলাচিপা ও কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার ৫০০ফুট বেড়িবাঁধ ভেঙ্গে গেছে । এসব এলাকার হাজার হাজার মানুষ এখনও পানিবন্দী হয়ে আছেন ।
কাকে কাচা না পাকা কোন টাকা খায় ? জাল দিয়া ঢেকে দেন গাছ
পটুয়াখালীতে কালবৈশাখী ঝড়ে প্রায় শতাধিক ঘড়বাড়ী বিদ্ধস্ত , নিহত - ১ , আহত - ৩০
এদিকে , গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । জনগন মৃত ব্যক্তিকে নাসির বাহিনীর প্রধান কুখ্যাত জলদস্যু নাসির শেখ ( ৩২ ) বলে চিহ্নিত করে । নাসির শেখের বাবার নাম হোসেন আলী ওরফে আব্দুর রব শেখ । সে বাগের হাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন দশআনা গ্রামের বাসিন্দা ।
দুর্ঘটনায় অজ্ঞাতনামা ৩০ বছর বয়সী এক গৃহবধু এবং চুয়াডাঙ্গা জেলার বাদল ( ৩৫ ) নামের এক যুবক ঘটাস্থলে নিহত হয়েছেন ।
রজব মাসের সাতাশ তারিখের রাতে লাইলাতুল মিরাজ উদযাপন করা হয়ে থাকে । ধারণা করা হয় এ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিরাজে গমন করেছিলেন । লাইলাতুল মিরাজ উদযাপন বেদআত । এটা উদযাপন করা জায়েজ নেই । কারণ কয়েকটি :
চলতি অর্থ বছর ৪৪ টি মিশনে ২৫ হাজার ৭০২ দশমিক ৯৩ মার্কিন ডলার রফতানি লক্ষ্যমাত্রা অর্জনের প্রস্তাব করা হয়েছে । এছাড়া মিশন বহির্ভূত দেশগুলো থেকে ৬৬০ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার রফতানি লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে ধরা হয় ।
উম্মুল মোমেনীন হযরত আয়েশা ছিদ্দিকা রা . বলেন : নবী করীম সা . এর এ রকম অভ্যাস ছিল যে , তিনি যখন ঘরে তাশরীফ আনতেন কোন লৌকিকতা ছাড়াই ঘরবাসীদের সাথে প্রাণ খুলে কথাবার্তা বলতেন । কিন্তু মুয়াজ্জিনের আজান শোনা মাত্রই তিনি এরূপ ব্যাকুল হয়ে উঠতেন যে , সাথে সাথে আমাদের সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিতেন এবং নামাযের প্রস্তুতি নিতেন । তখন তাঁর অবস্থা দেখে মনে হত , আমরা যেন তাঁর নিকট সম্পূর্ণ অপরিচিত । এর কারণ এই ছিল যে , আল্লাহ তায়া ' লা এবং তাঁর বান্দার মধ্যে যোগাযোগের একমাত্র সূত্র হচ্ছে নামায ; সুতরাং এই নামাযের জন্য স্ত্রী - পুত্র তো বটেই এমনকি সমগ্র দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার সবকিছু বিনষ্ট হলে ও কিছু আসে যায় না । মহান রাব্বুল আলামীন নামাযী বান্দাদের জন্য কি পুরস্কার রেখেছেন সে সম্পর্কে কুরআন ও হাদীসের কয়েকটি উদ্ধৃতি নিম্নে পেশ করা হল ।
যা বলছিলাম , আপনারা সবাই অবগত আছেন যে সম্প্রতি ইহুদী নাছারা মুর্তাদরা বিশ্ব মুসলীম ভাতৃত্য ধ্বংস করার ষড়যত্রে মেতে উঠেছে । রয়টার্সে প্রকাশিত এই খবরে আমরা ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ হয়েছি । তারা বলতে চায় আমাদের পাক ছৌদি আরবের মহান বাদশা আবদুল্লাহ বিন সউদ রাহমাতুলিল্লাহে আলাইয়ে ওয়াসাল্লাম নাকি আমরিকাকে বারেবারে তাগিদ দিছে ইরান ধ্বংশ করার জন্য ( নাউজুবিল্লাহ ) । বাদশা আবদুল্লাহ পীরে কেবলা ছাহেব নাকি ইরানকে শয়তান ও সাপের মাথা ইত্যাদী বলেছেন ( লা হাওলা আলা কুয়াত ) । পীরে কেবলা ছাহেব নাকি পাকিস্তানের বেপারেও আমেরিকার কাছে নালিশ করছে ( আস্তাগফিরুল্লাহ ) । আমাদের সুমহান ভাতৃত্য ভাঙ্গার জন্য এই সব মুর্তাদ নাসারারা যেই ষড়যন্ত্র ও গুজব ছড়াইতাছে আপনারা ভুলেও সেই দিকে কর্ণপাত করবেন্না । সব এই নাছাড়াদের ষড়যন্ত্র ।
আপনি দেখছেন : বাংলাদেশ সময় পাতা 1 থেকে 1
গাজীপুর , ১২ জুলাই : গাজীপুর পৌরসভার এক কমিশনারের বাড়ির ছাদ থেকে ১৯টি তাজা গাঁজার গাছ ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ কমিশনার পুত্র রুহুল আমিন রাজিবকে ( ২৬ ) গ্রেফতার করেছে র্যাব । ভ্রাম্যমাণ আদালত মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে রাজিবকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও . . . বিস্তারিত »
কন্ দেশেতে যাওরে মাঝি ভাটিগাঙ্গ বাইয়া মা বাপেরে কইও আমার নাইওরের লাগিয়া । আম ধরের থোকা থোকা কাট্টলে ধরের মুচি রাখি আইস্যি কধু লাউ গেইছে বুঝি পুঁচি । বাপর বাড়িৎ জোড় কলসী উয়রে ঢাকনি আমার পরাণে খোঁজে সেই কলসীর পানি । বাপর বাড়ীর করই গাছটার পাতা ঝুমঝুম করে মা বাপরে কইও গই নাইয়র নিত মোরে । ।
উঠে এসে অন্য চেয়ারে বসলাম , আমার পাশে দেখি একটা ছেলে আয়রন মেইডেনের গেন্জি পরে বসে আছে , কালো গেন্জি । সাথে অবশ্যই জিন্স । বুঝাই যাচ্ছে ব্যান্ড পাগল । তার সাথে পরিচয় হয়ে অবাক . . . . . .
গলাচিপা , ২৫ জুন ( সাইমুন রহমান এলিট / আমাদের বরিশাল ডটকম ) : উপকূলীয় গলাচিপাসহ দক্ষিনাঞ্চলে ইলিশ শিকারের ভরা মৌসুমেও করুন অবস্থা মৎস্যজীবীদের । সাগর ও নদীতে মাছর খুবই আকাল । বঙ্গোপসাগর ও বিভিন্ন নদী থেকে …
এইগুলান চিন্তার দরজায় আগেই তালা দিয়া রাখছে । বইল্যা লাভ নাই । নিজেরাতো শুধরাইব না উলটা কেউ শুধ্রানোর কথা বললে ছ্যাত কইরা উঠে এগুলো নিরেট আবাল ছাড়া আর কিছুই না । লজিকের ধারে কাছেও একটারেও পাইবেন্না ।
( খ ) সার্কিট হাউজের পটভূমি : ককসবাজার জেলায় দু ' টি সার্কিট হাউস রয়েছে । একটি হিলটপ
আমি ঢাবির ল ' তে ছিলাম । আমাদের দুই - তিন ব্যাচ আগের এক ভাইয়া আর তার গ্রুপ মিইলা র্যাগিং বন্ধ কইরা দিসে তাই বাইচা গেসিলাম ।
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশীদের প্রতিদিনের সংবাদ পরিবেশনের জন্য আগ্রহী লেখক - সাংবাদিকদের যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে । ইমেইল : editor @ shomoy24 . com
প্রথম ভাবনায় আমাদের যেই বিষয়টি মাথায় রেখে ব্লগ তৈরির উদ্যোগ নিয়েছিলাম . . .
পাবনা , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : যৌন হয়রানির অভিযোগে বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কারাদণ্ডের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে শিক্ষক সমাজ , ছাত্র - ছাত্রী , অভিভাবক ও রাজনৈতিক দলের . . . . বিস্তারিত পড়ুন »
খুলনা , ২৬ জুলাই : খুলনার খানজাহান আলী সেতুর পশ্চিম মাথায় দু ' টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু ' জন আহত হয়েছেন । আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । রোববার রাত পৌনে নয়টার দিকে এ দুর্ঘটনার ঘটে । দুর্ঘটনার পর থেকে সেতুতে গাড়ি চলাচল বন্ধ রয়েছে । বার্তা২৪ ডটনেট / ইএম . . . . বিস্তারিত »
রামুর কাউয়ারখোপ ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী কমল বড় - য়া ও শফিউল আলমের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের ৪ শতাধিক নেতাকর্মী আজ বুধবার বিএনপিতে যোগদান
আজ আজম খান আমাদের মাঝে নেই একথা ভাবতেই পারছিনা । ফুলেল শ্রদ্ধার পর মরদেহ নেওয়া হয়েছে বায়তুল মোকাররমে । ক্যান্সারের সঙ্গে লড়াই করে রোববার সকালে মারা যান বাংলাদেশে পপ সঙ্গীতের পথিকৃৎ আজম খান । এ মুক্তিযোদ্ধার বয়স হয়েছিলো ৬১ বছর । ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘর থেকে সোমবার সকালে আজম খানের মরদেহ নেওয়া হয় কমলাপুরে তার বাড়িতে । সেখানে স্থানীয়রা শেষ বিদায় জানায় তাদের অতিপরিচিত জনকে । কমলাপুরে একটি জানাজার পর আজম খানের কফিন আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে । সেখানে সঙ্গীতানুরাগী , শিল্পী , সংস্কৃতিকর্মী থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোও ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রয়াত শিল্পীকে । আওয়ামী লীগ , বিএনপিসহ বিভিন্ন দল , ছাত্র সংগঠন , সাংস্কৃতিক সংগঠন একে একে শ্রদ্ধা জানায় তার প্রতি । শ্রদ্ধা জানানোর সারিতে ছিলেন পপ সঙ্গীতের অনেক অনুরাগী , যাদের চোখে ছিলো জল । ফুল দেওয়ার সময় কাঁদছিলেন অনেকে । সকাল পৌনে ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত শ্রদ্ধা জানানোর এ পর্বের ব্যবস্থাপনায় ছিলো সম্মিলিত সাংস্কৃতিক জোট । আজম খানের বড় মেয়ে ইমা খান , ছেলে হৃদয় খান , ছোট ভাই লিয়াকত আলী খান খোকা ছিলেন কফিনের পাশে । সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পপ গুরুর ( আজম খান ) পাশে সাহিত্যিক , সাংবাদিক ও সোসাইটি ফর পিস এন্ড সেভ দ্যা পিপল এর চেয়ারম্যান এম . জেড . আই . ডাল্টন জহির । তার সকল খোজ খবর নেয়া ও যতক্ষন সম্বব পাশে থেকেছেন । আজম খান সিঙ্গাপুরে যখন চিকিৎসাদিন ছিলেন তখন চাঁদপুরওয়েব এর সম্পাদক ডাল্টন জহির দীর্ঘ ২৮ দিন ছিলেন সেখানেই । ডাল্টন জহির বলেন , আজ আজম খান আমাদের মাঝে নেই একথা ভাবতেই পারছিনা । আমি যখন মাউন্ট এলিজাবেথে তাকে দেখি , আর সেখান থেকে তার সুস্থতার প্রতিদিনের খবর পাঠাতাম । সর্বশেষ খবর আর ছবি পাঠিয়েছিলাম যে আল্লাহর রহমতে তিনি সুস্থতার দিকে যাচ্ছেন । অতি শীগ্্রই তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন আর মাতিয়ে তুলবেন বাংলার আকাশ বাতাস । আমরা এতই হতবাক যে আর সেই সুর , সেই প্রিয় মুখ , প্রিয়কন্ঠের গান নতুন , কোন গানের জন্ম হবেনা আমাদের গর্ব আমাদের পপ গুরু আমাদের আজম খানের কন্ঠে । একথা মানতে আমার খুবই কষ্ট হচ্ছে । এইতো সেদিন তার হাতে হাত রেখে জানতে চাইলাম কেমন লাগছে আজ ? আমার দিকে তাকিয়ে থেকে বলল একটু বারো লাগছে । এর এটাই ছিলো আমার সাথে শেষ কথা । তখন অপারেশন শেষে তিনি ছিলেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালে । ডাল্টন বলেন , আর আজ তিনি আমাদের মাঝে নেই একথা আমি বলবনা । তিনি আছেন এবং থাকবেন বাংলার আকাশে বাতাসে আর তার সুরের মাঝে আমাদের ১৫ কোটি মানুষের মনের মাঝে । তিনি শুধু পপ গুরু নন তিনি একজন মুক্তিযোদ্ধা । এই পপ গুরু এবং মুক্তিযোদ্ধার আত্নার মাগফেরাত কামনা করছি আমারা সকলে ।
হিন্দি ছবির যত নতুন পুরাতন গান চান তা ডাউনলোড করতে পারবেন
আকাশের দিকে তাকিয়ে ভাবিনু কত বড় ঐ আকাশ ; ওখানেই রাখিব ব্যথাগুলি মোর , যাহা করিনি প্রকাশ ।
ফ্রী থাকলে এসে পড়েন । খেলা আছে । আজকে না খেলকে এই ব্যাথা কমবে না ।
সিরাজগঞ্জ প্রতিনিধি , ২৫ জুন ( বিডিন্যাশনাল নিউজ ডটকম ) : - পূর্বÑশত্র " তার জের ধরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পরাজিত এক ইউপি মেম্বর প্রার্থীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে । পুলিশ জানায় , শনিবার সকাল ১০টায় উপজেলায় ঝাঐল ইউনিয়নের ময়নাকান্দি ঈদগাহ মাঠের পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করে
প্রজন্ম ফোরাম » বিজ্ঞান » জানা - অজানা » বিভিন্ন দেশের জাতীয় প্রাণীসমূহ ( ৮ম পর্ব )
সামান্য পানিতে সবার প্রয়োজন পূরন হওয়ার মত ঘটনাকে প্রিয়নবী রাসুলুল্লাহ ! সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর মু ' জেযা ছাড়া আর কি বলা যায় ? জাবির রাঃ এর বর্ণনায় রযেছে , হুদাইবিয়ার দিন একটি চামড়ার পাত্রে সামান্য পানি ছিল তখন রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম তাতে হাত রাখলেন আর সাথে সাথে তাঁর আংগুলের ফাঁক থেকে ঝর্ণার মত পানি বের হতে লাগলো । জাবির ( রা ) বলেন , ' আমরা ঐ পানি পান করলাম , তা দিয়ে অযু করলাম । জিজ্জাস করা হল , সংখ্যায় আপনারা কতজন ছিলেন ? জাবির ( রা . ) বললেন , এক লাখ হলেও ঐ পানিই যথেষ্ট ছিল আর আমরা ছিলাম পনেরো শত ! ( বুখারী , মুসলিম )
ঠাকুরগাঁও , ১০ জুলাই : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নিটোলডোবা গ্রামে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ২৯১ বোতল ফেন্সিডিলসহ দবিরুল ইসলাম নামে এক মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে । গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে দবিরুলের বাড়ি ঘিরে ফেলে পুলিশ । পরে বাড়ি তল্লাশি জালিয়ে ফেন্সিডিল উদ্ধার করা হয় । পুলিশ . . . . বিস্তারিত »
আমি আমার দেশকে যেমন ভালবাসি হৃদয়ের প্রতিটি রক্ত কণিকা দিয়ে তেমনি ভালবাসি শান্তির ধর্ম ইসলামকে । অযথা কোন প্রকারই ক্যাচালই পছন্দনীয় নয় আমার কাছে । সবচে \ \ \ ' প্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে অযথা উত্তম - অনুত্তম বিষয় নিয়ে বিভ্রান্তি ও ক্যাচাল ঘৃণা করি । ইমেইল - lutforfarazi @ yahoo . com
( এই লেখাটি পড়েছেন : ২৬ জন )
শরীয়তপুর সদর উপজেলার সমিতিরহাট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বজলুর রশিদ জানান , পুর্ব শক্রতার জের ধরে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার সময় ছলেমান হাওলাদার ও সুমন খার নেতৃত্বে সতাধিক লোক মিছিল নিয়ে একটি মিছিল বের করে । মিছিলটি চিতলিয়া ইউনিয়নের সমিতির হাট এলাকায় এসে শরীয়তপুর সদর উপজেলার সমিতিরহাট উচ্চবিদ্যালয় সংলগ্ন স্কুলের প্রধান শিক্ষক হারুন - অর - রশিদ বাঘার ২টি বসতঘর ও সমিতিরহাট বাজারে অবস্থতি তার ছোট ভাইয়ের ঔষধের দোকান এবং হাজী ফিরোজ সরদারের সৌদি স্টোরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ।
তোমার দেহে বাস করে কারা , ও মন জানোনা ; তোমার দেহে বসত করে কয়জনা ? - ১ > > হোরাস্
জানুয়ারী ১ , গ্রেগরিয়ান পাঞ্জী হান ইলয়া আজি বসরর ১তম ( অধিবর্ষত ১তম ) দিন হান । বসরহান লমানি ৩৬৪ দিন ( অধিবর্ষত ৩৬৫ দিন ) বাকি থাইল ।
ইকবাল আহমদ সরকার : গাজীপুরে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন । নিহতরা হলেন - হারুন অর রশিদ ( ৫০ ) , আবুল কালাম ( ৩২ ) , সাজ্জাদ হোসেন ( ২১ ) ও অজ্ঞাত পুরুষ ( ৪০ ) । গুরুতর আহত ৫জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার তাৎক্ষণিকতায় প্রায় আধ ঘন্টা ঢাকা - ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে বিঘœ ঘটে । আহতদের হাসপাতালে নেয়ার পর তাদের দেখার জন্য বিপুল সংখ্যক লোকজন সেখানে ভিড় জমায় । পুলিশ ও হাসপাতাল সুত্র জানায় , সদর উপজেলার ঢাকা - ময়মনসিংহ মহাসড়কের টেকনগ পাড়া এলাকার বিআরটিসি ' র ট্রেনিং সেন্টারের সামনে বুধবার সকাল সোয়া ১০ টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে সালনাগামী যাত্রবাহি একটি লেগুনা পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে লেগুনাটি দুমড়ে - মুচড়ে যায় এবং ১৭ জন আহত হন । আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয় । হাসপাতালে নেয়ার পর বরিশালের মেহেন্দিগঞ্জ থানার পূর্ব গাজীরচর গ্রামের আব্দুল লতিফের ছেলে হারুন অর রশিদ ( ৫০ ) , কুমিল্লার দাউদকান্দি থানার দাউদকান্দি গ্রামের মো . বজলু মিয়ার ছেলে আবুল কালাম ( ৩২ ) ও অজ্ঞাত নামা ( ৪০ ) আরো একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন । দুপুরে গাজীপুর থেকে ঢাকার হাসপাতালে স্থানান্তরের সময় টঙ্গী পৌঁছলে অনার্সের ১ম বর্ষের ছাত্র গোপালগঞ্জের বাসিন্দা সাজ্জাদ হোসেন ( ২১ ) প্রাণ হারান । গাজীপুর সদর হাসপাতাল থেকে মিনিষ্টার , রাসেল , নাহিদ , দুলালকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শফিকুলকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে । আহতদের মধ্যে মাইনুদ্দিন , সাইফুল , মাহমুদুল , রাসেল , শফিকুল ও নাসির উদ্দিন গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
একটা মানুষ চাই ; আমার দুঃখগুলো আধো আধো করে ভাগ করে নেবার জন্য নয় । কেবল পরাণ ভরে হৃদয়ের কানে - আমার কষ্টের গোঙরানী - শুনার জন্য ॥
আরও একটা ব্যাপার , টিভিতে খুব বিজ্ঞাপন চলছে , দেশের গান , টিভি ভেঙ্গে যাওয়ার অবস্থা , এত খুশি কেন দেশের মানুষ সেটাই বুঝতে পারছি না , অনেকে দেখি বুকে হাত দিয়ে দাড়িয়ে আছে , এটা নতুন চালু হয়েছে । জাতীয় সংগিতের সময়ও দেখি বুকে হাত দিয়ে অনেকে দাড়িয়ে থাকে । যদিও সোজা হয়ে দাড়িয়ে থাকার নিয়ম !
সিলেট , ১০ এপ্রিল : সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে । গত ৯ জুলাই রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন উভয় কমিটি অনুমোদন করেছেন ।
অপরদিকে সরেজমিনে এ বীজ উৎপাদন তে পরিদর্শন করেছেন দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ . মালেক , এসএপিপিও মো . কায়জার আলী , উপ সহকারী কৃষি কর্মকর্তা আনারুল ইসলাম , কাজী ইয়াছির আরাফাত , মামুন অর রশিদ প্রমুখ । দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা কৃপাংশু শেখর বিশ্বাস জানান , এ অঞ্চলে পেঁয়াজের বীজ তেমন উৎপাদন হয় না । অধিকাংশ বীজ ভারত ও দেশি জাতের বীজ ফরিদপুর থেকে আমদানী করা হয় । ফলে অধিকাংশ েেত গুণগত মান ভালো হয় না । এতে কৃষকরা তিগ্রস্থ হন । স্থানীয়ভাবে বীজ উপাদন হলে বীজের মান ভালো হবে । কৃষকরা হাতের নাগালে ভালো বীজ পাবে । ফলে এ অঞ্চলে পেঁয়াজের উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পাবে আশা করা হচ্ছে । এ অঞ্চলের মাটি পেঁয়াজ চাষের জন্য উপযোগী , মশলা জাতীয় ফসলের ঘাটতি মেটাতে পেঁয়াজ চাষ করলে চাষিরা অনেক লাভবান হবেন । বীজ উৎপাদনে চাষিদের পরামর্শ ও প্রশিণ দেয়া হচ্ছে ।
টানা ৪৮ ঘন্টার হরতাল ডেকে বিএনপি - জামায়াতের নেতা - কর্মীরা চলে গেছেন আতœগোপনে । হরতালের প্রথম দিনে গতকাল . . .
রংপুর , ১২ জুলাই : রংপুরের মিঠাপুকুরের বৈরিগঞ্জে মহাসড়কে বাস খাদে পড়ে ২০ জন এবং চিতলী পশ্চিমপাড়া এলাকায় ১২ জন আহত হয়েছে । বড়দরগা হাইওয়ে পুলিশের সার্জন দুরুল হুদা জানান , দুপুরে রংপুর থেকে ঢাকাগামী একটি বাস বৈরিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রংপুর - ঢাকা মহাসড়কে খাদে পড়ে যায় । . . . বিস্তারিত »
সবাই আসা করি ভাল আছেন । কথা না বাড়িয়ে কাজ শুরু করি । নানা প্রয়জনে আমাদের বয়স বের করা দরকার হয় কিন্তু আমরা অনেক এ এই কাজ টা করতে পারি না । আমি আপনাদের এমন ১ টি softwere দেব যা . . .
লেখক বলেছেন : আমার পান প্রিতী দেখে আম্মা বলেন " তোর ত লক্ষনে দেখা যায় খুব তাড়া তাড়িই পান ধরবি " আমার কাছে পান না খাওয়া বুড়ো মানুষ দেখতে কেমন যানি লাগে
তিয়াস মেটেনা পানিতে বন্ধু তিয়াস মেটেনা পানীয়তে বুকফাটা এক তৃষিত হৃদয়ে দু ' চোখ বুঁজি রোজ রাতে , সব সাহারার উষ্ণোত্তাপে সাইমুম বয় মন যথায় সাত সাগরের পিয়াস আমার মেটে তোমার এক কথায় ।
স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের দেওয়া তথ্যমতে ইটনা উপজেলায় দুই তৃতীয়াংশ এবং মিঠামইন উপজেলায় অর্ধেক জমির ফসল তলিয়ে গেছে । বাকি জমিও হুমকির মুখে । ভেঙে গেছে ছোট - বড় ত্রিশটির মতো ফসলরক্ষা বাঁধ ।
বিভিন্ন দেশের সাথে নৌপথে যোগাযোগস্থল শান্তিরহাট বাজারের ঐতিহ্য অনেক পুরনো । প্রতিষ্ঠার প্রায় তিনশ বছর পর বর্তমানে এ বাজার ঐতিহ্য সংকটে পড়েছে । বাঁশ বাজার , মাছ বাজারে বেহাল অবস্থা বিরাজ করছে । বাজার উন্নয়ন কমিটি থাকলেও এ ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছেন না এমন অভিযোগ স্থানীয় একাধিক ব্যবসায়ীর ।
লেখকের এবং মন্তব্যকারীর লেখায় অথবা প্রোফাইলে পরিষ্কারভাবে লাইসেন্স প্রসঙ্গে কোন উল্লেখ না থাকলে স্ব - স্ব লেখার এবং মন্তব্যের সর্বস্বত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারী কর্তৃক সংরক্ষিত থাকবে । লেখকের বা মন্তব্যকারীর অনুমতি বা সূত্রোল্লেখ বা কৃতজ্ঞতা স্বীকার ব্যতিরেকে লেখার বা মন্তব্যের আংশিক বা পূর্ণ অংশ কোন ধরনের মিডিয়ায় পুনঃপ্রকাশ করা যাবে না ।
পাবনা , ১২ জুলাই : পাবনার আতাইকুলার গঙ্গারামপুরে সিরাজুল ইসলাম টিপু ( ৪৫ ) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে । মঙ্গলবার সকাল ১০টায় এ লাশ উদ্ধার করে পুলিশ ।
লক্ষ রাখবেন * দেখেশুনে যাচাই করে কাপড় কিনবেন । * যে দোকান থেকে কাপড় কিনবেন সেখানেই বানাতে দিন । * পুরোনো কাপড়ের মাপ দিয়ে পোশাক বানাবেন না । প্রয়োজনে তৎক্ষণাৎ মাপ দিয়ে পোশাক বানাতে দিন । * আগে থেকে যদি কোনো দোকানে পোশাক বানান , এ সময়ও সেই দোকান থেকে বানানোর চেষ্টা করুন । এতে মাপে হেরফের হবে না । ঈদ উপলক্ষে নিউমার্কেট , এলিফ্যান্ট রোডের দর্জিবাড়িতে হানা দিতে পারেন । ১৫ রোজা পর্যন্ত এ দোকানগুলোতে অর্ডার নেওয়া হবে ।
ভুক্তভোগী কৃষক কচুপাত্রার শাহ আলম জানান , " লোনা পান্তে মোগো জমি শেষ হইছে । এহোন মোগো এমন বীজ ধান লাগবো , যা লাগাইলে পুইর্যা যাইবো না । "
জাতিসংঘ মানবাধিকার কমিটি জাপানের সামরিক বাহিনীর যৌন দাসত্ব পদ্ধতির শিকার হওয়া বেঁচে থাকা নারীদের মর্যাদা ফিরিয়ে দেয়ার জন্য জাপান সরকারকে আহ্বান জানিয়েছে ৷
রোববার ঢাকা - সিলেট মহাসড়কের শাহেপ্রতাব , জেল খানার মোড় ও ভেলানগর এলাকা থেকে এদের আটক করা হয় ।
খুলনা , ১০ জুলাই : খুলনায় ১২ দলের ডাকা হরতাল চলাকালে সোনাডাঙ্গা থানা পুলিশ ১৫ জনকে আটক করেছে । রোববার সকালে শিববাড়ী মোড় থেকে তাদের আটক করা হয় ।
মডারেটর সুমন আমাদেরকে হেভি খাওয়া দিছে । অতএব সুমনের জন্য হাততালি : clap : । ধন্যবাদ সুমন । তবে নতুন করে কেউ খাবার দাবি করতে পারবেন না । আজকে না আসার এটাই শাস্ত : - @ ি । অবশ্য সুমন ব্যক্তিগতভাবে খাওয়াতে আগ্রহী হলে সেটা অন্য বিষয় ; D ।
@ দিগ্বিজয়ী , এ্যাডমিন ভাই - বোনদের এ্যাডু , মডু ইত্যাদি বলা ব্লগীয় ভাষা ।
Ryōko Moriyama জাপানীজ ফোক আর জ্যাজ সংগীত শিল্পী । ধারনা করা হয় , তার ভাই যখন মারা যায় , উনি গানটা লিখেন . . . সবচেয়ে আপন মানুষটাকে কাছে না পাবার একটা আকুলতা নিয়ে গানটির বিষয়বস্তু . . নাদা সও সও : অশ্রু বয়ে যায় চিরন্তর ( A Stream of Tears ) . . .
মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সভায় উপস্থিত কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন আল রশীদসহ নেতৃবৃন্দের একাংশ । - ছবি - হাবিবুর রহমান
পোষ্ট করেছেন : ৭ টি মন্তব্য করেছেন : ৮৬ টি ব্লগ লিখছেন ০ বছর ৫ মাস ২৩ দিন ব্লগটি দেখা হয়েছে : ৩১২ বার
ঠাকুরগাঁওয়ে গ্রামীণ খেলাধুলা প্রায় হারিয়ে যাচ্ছে । গ্রাম - বাংলার ঐতিহ্যবাহী এসব খেলাধুলার প্রচলন না থাকায় গ্রামীণ জনপদ তাদের নিজস্ব কৃষ্টি - কালচার থেকে দূরে সরে যাচ্ছে । হারিয়ে যাওয়া এসব খেলাধুলা ধরে রাখার জন্য সরকারি অথবা বেসরকারি পর্যায়ে কোনো উদ্যোগই নেয়া হচ্ছে না । জানা যায় , গ্রামাঞ্চলে একসময় হা - ডু - ডু , কাবাডি , লাঠি খেলা , দাড়িয়াবান্দা , দড়ি ঝাঁপ , গোল্লাছুট , কানামাছি ভোঁ ভোঁ , এক্কা - দোক্কা , ডাংগুটি , চোর - পুলিশ , বৌছি , হাঁড়ি ভাঙ্গা , কিত - কিত , গাদন , লুকোচুরি , মোরগ লড়াই , ষাঁড়ের লড়াইসহ প্রায় শতাধিক খেলাধুলার প্রচলন ছিল । বর্তমানে এসব খেলার অধিকাংশই হারিয়ে গেছে । লাঠি ও হা - ডু - ডু যাও বা দু - একটি রয়েছে সেগুলোও এখন এ অঞ্চল থেকে হারিয়ে যাবার পথে । খেলাগুলো এখন গ্রামাঞ্চলে নেই বললেই চলে । অথচ গ্রাম - বাংলার হাজার বছরের ঐতিহ্য এই খেলাগুলোর সাথে জড়িয়ে রয়েছে আমাদের পূর্ব পুরুষের শেকড় । এসব এখন আর চোখেই পড়ে না । গ্রাম - বাংলার অনেক খেলাধুলার নাম এ প্রজন্মের ছেলে - মেয়েরা জানেই না । এসব খেলার স্থলে এখন স্থান দখল করে নিয়েছে ক্রিকেটসহ অন্যান্য খেলা । গ্রামাঞ্চল এবং শহরগুলোতে আগে জমজমাটভাবে হা - ডু - ডু খেলার আয়োজন করা হতো । বিশেষ করে হা - ডু - ডু ও লাঠি খেলার জন্য এক থেকে দেড় মাস আগে থেকেই বিভিন্ন হাট - বাজারে ব্যাপক প্রচার - প্রচারণা চালানো হতো । খেলা দেখার জন্য দূর - দূরান্ত থেকে শত শত মানুষ ছুটে আসতো । এক জেলার খেলোয়াড় অর্থের বিনিময়ে অন্য জেলায় খেলতে যেতো । একজন ভালো হা - ডু - ডু খেলোয়াড়ের কদর ছিল সমাজের সর্বস্তরের মানুষের কাছে । লাঠি খেলা এবং হা - ডু - ডু ' র মতো দাড়িয়াবান্দা ও গোল্লাছুট খেলাও এখন বিস্মৃতি হয়ে গেছে । গোটা ঠাকুরগাঁও জেলা ঘুরলেও এসব খেলা কোথাও চোখে পড়বে না । শহরের পাড়া - মহল্ল্লার শিশুরা বাড়ির আঙ্গিনায় মার্বেল খেলা , লাটিম খেলা , কেরামবোর্ড খেলা , লুডু খেলা , এক্কা - দোক্কা খেলায় মাতিয়ে রাখতো সকলকে । মহল্ল্লার ফাঁকা স্থানগুলোতে কানামাছি , এক্কা - দোক্কাসহ আরও বেশকিছু খেলা চোখে পড়তো । বর্তমানে শহরের পাড়া - মহল্ল্লায় ফাঁকা জায়গা পাওয়াই দুষ্কর । সময় পাল্টে যাওয়ার সাথে সাথে পাল্টে গেছে পাড়া - মহল্ল্লার পরিবেশও । সময়ের চাহিদা মিটাতে গিয়ে এসব খেলার স্থলে এখন এসেছে ভিডিও গেম্সহ আধুনিক খেলাধুলা । যা ঘরে বসেই খেলা যায় । হারিয়ে যাওয়া এসব খেলা নিয়ে অনেক অভিভাবক এখনও তাদের সন্তানদের কাছে গল্প করে । বিভিন্ন পূজা - পার্বন ও মেলায় জাঁকজমকভাবে মোরগ অথবা ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হতো । এ নিয়ে হাজার হাজার টাকা বাজিও ধরা হতো । প্রফেসর মনোতোষ কুমার দে জানান , এসব খেলার সাথে নাড়ির সম্পর্ক রয়েছে । এসব খেলাধুলা বাঙালি জাতির ঐতিহ্য । অথচ গ্রামীণ খেলাধুলা ধরে রাখার জন্য সরকারি অথবা বেসরকারি পর্যায়ে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না । সমপ্রতি ঠাকুরগাঁও জেলা প্রশাসকের আয়োজনে বালক উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিন ব্যাপী দেশজ ও সাংস্কৃতিক মেলা আয়োজন করা হয় । এ মেলায় হারিয়ে যাওয়া দেশী হা - ডু - ডু , দাড়িয়াবান্দা , ও গোল্লাছুট খেলার আয়োজন করা হয় । ঠাকুরগাঁও জেলাবাসী হারিয়ে যাওয়া দেশজ ও সাংস্কৃতিক রক্ষার জোরদাবি জানান । মো : শাকিল আহম্মেদ ঠাকুরগাঁও প্রতিনিধি
০ ৩ টি গোলাপ = আমি তোমাকে ভালোবাসি
সূরা বাইয়ানা ( মক্কায় অবতীর্ণ ) , আয়াত সংখাঃ ৮
রোজার মাস , আমার ইফতার ও সেহরী খাওয়ার সময়ই নিয়ে একটা সফটওয়ার দরকার । নেট এ খুজলাম নামাজ এর সময় নিয়ে সফটওয়ার আছে , কিন্তু ইফতার ও সেহরীর সময় নিয়ে কোন সফটওয়ার পেলাম না । আর কোন সফটওয়ার না থাকলে প্রোগ্রামার দের কাছে আনুরোধ রইলো বানাই ফেলান একটা , বহুত সওয়াব পাবেন । সবার কাছে অনুরোধ রইল ধর্ম বিষয়ক বিভিন্ন সফটওয়ার ও সাইট এর লিংক গুলো সেয়ার করেন , বহুত সওয়াব পাবেন আর আমরা খুব উপকৃত হব ।
আমি দেখেছি । শেষের দিকটা টার্মিনেটরের মত লেগেছে , অইটা বানাতে মনে হয় অনেক টাকা লাগছে ।
মামলায় স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন , স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু , পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার , ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ , মতিঝিল - পল্টন এলাকার ডিসি , এডিসি , এসি , পল্টন থানার ওসি ও র্যাব কর্মকর্তা মেজর ইরফানসহ ১২ জনের নাম উল্লেখ করে পুলিশের অজ্ঞাত আরো ৪০০ সদস্যকে আসামি করা হয় ।
মহান সর্বশক্তিমান ( ? ) কর্পোরেট জিম্মি , রোবোকপ ( 1987 ) মুভি অথবা রিইনফোর্সড পুলিশ এর হাতে নিরাপদ কারাগারে নাগরিক জীবন > > কনফিউজ
লাল সাদা নীল হলুদ টাঙ্গাইল তাঁতের শাড়িতে করা হয়েছে ব্লকপ্রিন্ট , স্ক্রিনপ্রিন্ট , এমব্রয়ডারি ইত্যাদি কাজ । মেয়েদের ফতুয়া ও সালোয়ার - কামিজে করা হয়েছে এমব্রয়ডারি । ছেলেদের জন্য আছে তাঁত কাপড়ের পাঞ্জাবি ।
সকাল ৮ . ০০ ঘটিকাঃ শ্রীমদ্ভাগবত পাঠ ( পাঠক - শ্রীমান মাধব মুরারী দাস ব্র হ্মচারী )
জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে আগামী ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে । সোমবার ছিল মনোনয়ন জমা দেয়ার শেষদিন । জানা গেছে , সদর উপজেলার ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১০জন , সংরক্ষিত মহিলা আসনে ১৯৫ জন ও সাধারণ সদস্য পদে ৬০৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন ।
মুসলীম দেশ গুলার ঐক্যের কারণে ইহুদী নাছারা মুর্তাদরা মুসলীমদের একটা বালও ( চুল অর্থে ) বাঁকা করতে পারে নাই । তাই এখন ভাতৃত্ব ভাঙ্গার ষড়যন্ত্রে নেমেছে । অনেকে মুর্তাদ হয়তো ইরাক আর আফগানিস্তানের ব্যাপারে কথা তুলতে পারে । কিন্তু এই সব মুর্তাদেরা জানেনা আল্লাহপাক তার পাক কোরয়ানে ইরশাদ করছেন , দুনিয়া হইল পরীক্ষা ক্ষেত্র । তাই ইরাকী ও আফগানী মুসলীম ভাইদের ঈমানী শক্তি পরীক্ষার জন্য এদের এই দুনিয়াবি সাময়িক আজাব দিছেন , কিতু বিশ্বাস করেন সেই সব মুসলীম ভাইদের জন্য আখিরাতে রইয়াছে ৭০ পিছ কইরা বেলী ডেন্স পারদর্শী হুরপরী । আর আঙ্গুরের ছোপ্পা তাদের মুখের সামনে ঝুলতে থাকবে সাথে থাকবে উতকৃষ্ট শরাব , তাদের পায়ের কাছে থাকবে বিরানীর পাহাড় সেই পাহাড় থেকে বইবে বোরহানীর নদী । । ছুভানাল্লাহ ছুভানাল্লাহ ছুভানাল্লাহ ।
চারঘাট ( রাজশাহী ) ২৫ জুন শনিবার চারঘাট উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা হলেন : ইউসুফপুর ইউনিয়নে রবিউল ইসলাম রবিন ( বিএনপি ) , শলুয়া ইউনিয়নে ফজলুল হক ফজু ( আওয়ামী লীগ ) , নিমপাড়া ইউনিয়নে এ্যাডঃ আব্দুস সালাম ( বিএনপি ) , সরদহ ইউনিয়নে হাসানুজ্জামান মধু ( আওয়ামী লীগ ) , ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নে আব্দুল মজিদ ( আওয়ামী লীগ ) এবং চারঘাট ইউনিয়নে নূরুল ইসলাম ( বিএনপি ) ।
লেখক বলেছেন : যত বার মাল ঢুকাইছি - ততবার ই পি জেডের গেটে গার্ডদের টাকা দিতে হইছে ( ১০০ - ১০০০ ) পার্তি দিলাম । আহুইন
রাজ বলেছেন : ভালোবাসা আর প্রতিশোধের মাঝখানে দেখতে পেলাম হৃদয়বিদীর্ণতা কমেন্ট টা খুব মনে ধরল ভাই . . . ধন্যবাদ কৌশিক ভাই
: . গৃহ হারা বলেছেন : আপনার কবিতার ভাব অর্থ বুজতে আমি বার বার চে চেয়ে দেখতেছি ! ধইন্যাপাতা খান মনে হয় আমি কিছু বুজি নাই !
কয়েক মিনিটের মধ্যে আমরা পাহাড়ের বাঁকে হারিয়ে ফেললাম থানচি । ধীরে ধীরে সকলের মোবাইল নেটওয়ার্ক মিলিয়ে গেল । দুপাশের পাহাড় গুলো বড় হয়ে যাচ্ছে । তথা কথিত সভ্যতা আর নগর জীবন থেকে আমরা প্রবেশ করে ফেলছি প্রকৃতির কোলে । সবুজ পাহাড় সারি , মাঝে মাঝে দূরে কোন উপজাতি পাড়া । কোথাও পাহাড়ের গায়ে জুম ঘর । চারিদিকে পাহাড় ঘেড়া এ যেন এক সবুজের রাজ্য । দলের সকলেই যেন একেজন প্রকৃতি সন্তান বনে গেল । কথা কম , শুধু যেন উপভোগের পালা আর স্মৃতির মনে ছবি একে রাখার সাথে ক্যামেরায় ছবি তলার প্রতিযোগিতা ।
বেনাপোল , ১১ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : মিথ্যা চাকরির প্রলোভনে ভারতে পাচার হওয়া ৩ যুবতীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) ' র কাছে হস্তান্তর করেছে বিএসএফ । দীর্ঘ ৬ মাস কারাভোগের পর আজ সোমবার বিকালে তাদেরকে হস্তান্তর করা হয় । পোর্ট থানার ওসি শামীম মুসা জানান , চলতি বছরের প্রথম দিকে দালাল চক্রের খপ্পরে পড়ে মিথ্যা চাকরির আশ্বাসে প্রতারিত হয়ে ভারতে পাচার হয়ে যায় খুলনা রেল কলোনির সোয়ারাব হোসেনের কন্যা আসমা , তেরখাদা খুলনার আমানত শেখের কন্যা সীমা খাতুন ওরফে চম্পা , নরাসংদী সাড়াতলার বদর উদ্দিনের কন্যা রাখি খাতুন । ভারতে পাচার হয়ে তারা শিয়ালদাহ রেল স্টেশনে ভারতীয় পুলিশের হাতে আটক হয় । পুলিশ তাদেরকে জেলহাজতে প্রেরণ করে । এরপর দীর্ঘ ৬ মাস কারাভোগ শেষে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহায়তায় আজ বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা দেশে ফেরে আসে । পোর্ট থানার পুলিশ ৩ যুবতীকে মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার প্রগ্র্রাম আফসারনুর নাহারের জিম্মায় ছেড়ে দেন । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এইউ / আরআর / ১৯ . ৪২ ঘ . )
ব্লগারবৃন্দ আমারে বাঁচান , আমি মনে হয় বাঁচুম না । > > মরণ ফাঁদ
কেস ষ্টাডি - ২ . মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বড়কাপন গ্রামে ফতোয়ার ঘটনা নিয়ে স্থানীয় চার ব্যক্তিকে তলব করেছেন হাইকোর্ট । ২৪ ফেব্রুয়ারি স্থানীয় বড়কাপন জামে মসজিদের সেক্রেটারি মৌলবি ফয়জুল , আজাদ মিয়া , নানু মিয়া ও আছকর মিয়াকে আদালতে হাজির হতে বলা হয়েছে । মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ( ওসি ) ওই দিন তাঁদের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে ।
পাড়ার মাস্তান আপনার বাসা জ্বালিয়ে দিলেও আপনি কিছু করবেন না । কারন
এক . মূলতঃ ক্যাচাল - টা বাঁধিয়েছে আর্জেন্টিনার সাপোর্টাররা । অলিখিত নিয়ম অনুযায়ী সাধারণতঃ প্রতি মাসের শেষ দিন হলের ডাইনিং - এ মান্থলি ফিস্ট ( মাসিক ভোজ ) দেয়া হয় । হল ডাইনিং - এর এ ' মাসের মেস ম্যানেজার আর্জেন্টিনার সাপোর্টার । কায়দা করে . . . . . যেদিন আর্জেন্টিনার প্রথম ম্যাচ , নাইজেরিয়ার সাথে , সেইদিন - ই ডাইনিং - এ মাসিক ভোজ - এর আয়োজন করেছে সে . . তা - ও আবার হাফ মুরগীর রোষ্ট ! ব্রাজিলের সাপোর্টারদের . . .
লেখক বলেছেন : আপা , ভাং ভুং না ভুং ভাং ! ! ! ! আর ভুং ভাং কর্তেই টাকা বেশি খরচ হয় !
নিউজডেস্ক , বাংলাদেশনিউজ২৪x৭ . কম বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন , ' মানবাধিকার সংরক্ষণ করা যাদের . . .
কুষ্ষ্টিয়া , ২৬ জুন : কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতির ঘটনায় নয় গরুব্যবসায়ী আহত হয়েছেন । এসময় ট্রাকচালকসহ চার ডাকাতকে আটক করা হয় । শনিবার রাতে ঘটনা ঘটে । স্থানীয় সূত্রে জানা যায় , " শনিবার রাতে সংঘবদ্ধ ডাকাতদল উপজেলার খলিসাকুন্ডী - কাতলামারীর চার রাস্তার মোড়ে কলার গাছ ফেলে একটি ট্রাক থামায় এরপর . . . . বিস্তারিত »
আমাদের সাথে আছে 214 অতিথি এবং 1 সদস্য অনলাইন
বেঙ্গল মাসুদ বলেছেন : চট্টগ্রামই সেরা অনুষ্ঠান উফার দিল । অভিনন্দন ।
ইমরানের স্ত্রীর এ প্রার্থনাও কবুল করে আল্লাহ সুবহানাতায়াল দুনিয়া বাসীকে জানিয়ে দিলেন - " শেষ পর্যন্ত তাঁর খোদা এ মেয়ে সন্তান কে সন্তষ্টির সাথে কবুল করেছিলেন এবং তাকে খুব ভালো মেয়ে হিসাবে গড়ে তুললেন । " ( সূরা আল - ইমরান - ৩৭ )
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন - বিএমএ ' র সাবেক মহাসচিব ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা . এ জেড এম জাহিদ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ।
বরিশাল , ১২ জুলাই : বরিশাল জেলার ১০ উপজেলার ৬০ গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই । উপজেলার কোমলমতি শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে । বিদ্যালয় না থাকায় এসব গ্রাম যুগ যুগ থেকে উন্নয়ন বঞ্চিত অবস্থায় রয়েছে । পড়ালেখার সুযোগ না থাকায় এসব গ্রামের মানুষের ভাগ্যও বদলাচ্ছে না । সম্প্রতি . . . . বিস্তারিত »
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার কালিয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন গতকাল বৃহস্পতিবার ( ২৩জুন ) সম্পন্ন হয়েছে । ৬ ইউনিয়নেই আওয়ামীলীগ সমর্থীত প্রার্থীরা জয়ী হয়েছেন ।
স্বপ্নের রক্তমাখা রুমালের হাতবদল ছায়াবাজী আঁধারে সুর্য্যভুক পাতালকন্যার মুঠোফোনের ঝনৎকার , রাত নিয়ে আসে হৃদয়ের অলিন্দ প্রকোষ্ঠে ।
এভাবেই চলছে । এখনো মাঝে মাঝেই শালা , ভাগিনা সম্বোধনে কেউ কেউ ঘুম ভাংগিয়ে দেয় . . . অদ্ভুদ এক বিড়ম্বনা . . .
এই যে পাহাড়ে হানা - হানি , মারামারি , ড্রেনে লাশ , রাস্তায় লাশ , চুলোচুলি , গোলাগুলি এইগুলার শেষ নাই । এই ভেতরকার অন্তর্গত অসুখী একটি আত্মা বসত করে নিয়েছে ভেতররের সব খোল - নালচায় । হাজার পাবার পরেও আমরা অসুখী । কেবল চাই আর চাই . . .
ছেলে : তাহলে তো আমার আর লেখাপড়া হবে না ।
কক্সবাজার , ৩ জুন : আটপৌরে জীবনের এক ঘেয়েমি কাটাতে দেশী - বিদেশী পর্যটকরা আসেন কক্সবাজার শহরে । পর্যটন শহরটির সৈকতে পর্যটকদের আনন্দময় ভ্রমণ নিশ্চিত করা ও দেশীয় সংস্কৃতিকে বিদেশীদের কাছে তুলে ধরতে কক্সবাজার - টেকনাফ মহাসড়কের পাশে . . . বিস্তারিত »
নিয়ম ভাঙার কারিগর বলেছেন : ঘুমে ধরতাসে ! এইরাম আরও ফটু দেখান ! নাইলে ঘুমাই যামু !
মাছ শীতল রক্ত বিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠী যারা জোড় - বিজোড় পাখনার সাহয্যে সাঁতার কাটে এবং ফুলকার সাহায্য শ্বাস - প্রশ্বাস চালায় । সাধারণত দেহের বহির্ভাগ আঁশ দ্বারা আচ্ছাদিত তবে আঁশ নেই এমন মাছের সংখ্যা একেবারে কম নয় । এরা সমুদ্রের লোনা পানি এবং স্বাদু পানির খাল , বিল , হাওর , বাওর , নদী , হ্রদ , পুকুর , ডোবায় বাস করে । পাহাড়ী ঝর্ণা থেকে শুরু করে মহাসাগরের গহীন অতল স্থানে অর্থাৎ যেখানেই পানি রয়েছে সেখানেই মাছের অস্তিত্ব দেখতে পাওয়া যায় । পৃথিবীর প্রায় সর্বত্র মাছ মানুষের খাদ্য হিসাবে ব্যবহৃত হয় । মাছ মানবদেহে অন্যতম আমিষ যোগানদাতা । অনেক স্থানেই মাছ চাষ করা হয়ে থাকে । এ ছাড়াও বিনোদন হিসাবে ছিপ / বড়শি দিয়ে মাছ ধরা আবার মাছকে অ্যাকুয়ারিয়ামে প্রদর্শন করা হয়ে থাকে । কয়েকটি প্রাণী মাছ না হলেও এগুলো মাছ হিসাবে ট্রচলিত । যেমন চিংড়ী মাছ , তিমি মাছ ইত্যাদি ।
নীল মাছরাঙা লম্বায় প্রায় ১৮ সে . মি . । স্ত্রী - পুরুষ দুজনে দেখতে একই রকম । গায়ের উপরের পালক উজ্জ্বল নীল , শরীরের কিনারে ও ডানায় সবুজের ছোঁয়া আছে । মাথায় কালচে নীল রঙের টানাটানা দাগ । পায়ের রঙ লাল । এরা সোজাসুজি এবং বেশ দ্রুত ওড়ে । নিজের এলাকার রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা বিধানে খুব সতর্ক । মার্চ থেকে জুন মাস হচ্ছে এদের প্রজননকাল । কোন জলাশয়ের পাশের খাড়া ঢালে গর্ত করে বাসা বানায় । ৫ - ৭টি ডিম পাড়ে । বাংলাদেশের সবখানেই মাছরাঙা আছে । এদেরকে ইংরেজীতে বলে আর বৈজ্ঞানিক নাম
- আচ্ছা আই টি , জি এম যখন এত করি কইতেছে দি দে ।
জেলা ছাত্রলীগের ১০১ সদস্যের কমিটির সভাপতি পংকজ পুরকায়স্থ , সহ - সভাপতি হিরণ মাহমুদ নিপু , জয়নাল আহমদ চৌধুরী , এম . রশিদ আহমদ , সাজু ইবনে হান্নান খান , সেলিম চৌধুরী , এমদাদ রহমান , মামনুর রশিদ মামুন , তারেক উদ্দিন তাজ , সাইফুল আহমদ সফু , সারোয়ার সিদ্দিকি ও আজির উদ্দিন , সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান , যুগ্ম সম্পাদক শাহীনুর আহমদ শাহীন , গোলাম হাসান চৌধুরী সাজন , শাহ্জাহান সিরাজ মুন্না , লায়েক আহমদ জিকু , এম . আব্দুল মুকিত , সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ , রুয়েদুর রহমান চৌধুরী মনি , ইমরান আহমদ চৌধুরী , আনিসুজ্জামান আনিস ও আলি হোসেন ।
বাবার সাথে আমার সেরকম সখ্যতা কোনো কালেই ছিল না । আমার সব ভাল মন্দ সম্পর্ক ছিল মায়ের সাথে । আজ সে বাবা নেই , মাও নেই । পরিবারের ছয় ভাই বোন সবাই ঢাকায় থাকি । জীবনে আমরা কত জায়গায় যে ছিলাম ! বাবার চাকরীর সুবাদে দেশের এপ্রান্ত থেকে সে প্রান্ত . . . । অনেক জেলা , অনেক সংস্কৃতি । কত স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয় ! কত বন্ধুরা আমার । অনেকের সাথে যোগাযোগ আছে , অনেককে হারিয়ে ফেলেছি । কত বালিকারা . . . । আজ যেসব জেলার কথা মনে পড়েছে মানে যেসব জেলাতে ছিলাম আমরা । রাঙ্গামাটি , কুষ্টিয়া , খুলনা , চট্টগ্রাম , চাঁদপুর , নারায়ণগঞ্জ , ফেনী , কুমিল্লা , ঢাকা . . . । বিভিন্ন জেলাতে থাকার কারনে ভাষাগত একটা সমস্যা হয়েছে আমাদের । বাবার বাড়ি লক্ষীপুর হওয়া স্বত্তেও আমাদের সব ভাইবোনের কথা শুনলে কারো পক্ষে চট করে বলা বলা মুশকিল , আমরা অরজিনালি কোন জেলার বাসিন্দা ।
উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানরা হলেন , মজলিশপুর ইউনিয়নে মোঃ তাজুল ইসলাম , নাটাই উত্তর ইউনিয়নে মোঃ সোহেল মিয়া , নাটাই দক্ষিণ ইউনিয়নে আবদুল কাইয়ূম , সুলতানপুর ইউনিয়নে ফিরোজুর রহমান ওলিও , মাছিহাতা ইউনিয়নে মোঃ জাহাঙ্গীর আলম , রামরাইল ইউনিয়নে মোঃ মশিউর রহমান সেলিম , সাদেকপুর ইউনিয়নে মোঃ ইকবাল হোসেন , বাসুদেব ইউনিয়নে নেছার উদ্দিন শেরশাহ ও তালশহর পূর্ব ইউনিয়নে জায়েদুল করিম কালাম । বিএনপি সমর্থিত চেয়ারম্যান হলেন বুধল ইউনিয়নে এ , কে , এম নূরুল হাসান ও মুসলিম লীগ সমর্থিত চেয়ারম্যান হলেন সুহিলপুর ইউনিয়নে মোঃ আজিজুর রহমান লিটন ।
৩ . এসাসিনেট শব্দটা শেক্সপিয়ারের আবিষ্কার । কে ভেবেছিলো এমন একজন গো বেচারা এমন ভয়ানক একটি শব্দ আবিষ্কার করবেন ।
নচিকেতার তুমি চাইলেই ফিদা হুসেন কে দিয়ে আকাব তোমার ছবির মত ।
ভারতের কাছে আর ওয়েস্ট ইন্ডিজের কাছে সাকিব গোহারা হারার পরে যে লজ্জা ছিল , শেখের বেডি হাসিনা সেইটা পুনরুদ্ধার করছে , তারে ও তাহার সুনার ছাতারলীগরে হাজার কুটি ধইন্যাপাতা । ঘটিরা যে আমাগো চাইতে আসলেই নিম্মপ্রজাতির এই কথাটা উনি আবার প্রমান করিয়া দিয়াছেন । ভাগ্যিস ক্রিকেট খেলতে আসে নাই কোন ঘটি , তাইলে টিম ইন্ডিয়া নির্ঘাত হারতো আমাগা মতন ডাকাইতের হাতে ।
ঢাকা , ১১ জুলাই : ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধর সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ।
হলুদ বলেছেন : ছি : ছি : বাজে কথা বলে না ।
রামু চাকমারকুল ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এলাকার পরিবেশ অশান্ত হয়ে উঠছে । গত ১৮ জুন শনিবার রাত ৮টায় নির্বাচন পূর্ব সহিংসতায় এই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলমকে একই ইউনিয়নের অপর চেয়ারম্যান প্রার্থী গরুর গাড়ী প্রতীকের নুরুল ইসলাম সিকদারের ভাই মৌং সিরাজুল ইসলামের নেতৃত্বে ১০ / ১২ জনের একটি দল সন্ত্রাসী হামলা চালায় । ঘটনার দিন শাহমদের পাড়া এলাকা থেকে গণসংযোগ শেষে ব্যবহৃত জীপ গাড়ী যোগে ভূত পাড়া নামক এলাকায় পৌছলে প্রার্থী শাহ আলম এই হামলার শিকার হয় । হামলায় তার ব্যবহৃত গাড়ীর ড্রাইভার মোঃ শফি গুরুত্বর আহত হয় এবং তাকে টানা হেচড়া করে নাজেহাল করা হয় । প্রার্থী শাহ আলম জানান , রাত সাড়ে ৭টায় শাহমদের পাড়া থেকে গণসংযোগ করে আসার সময় ভূত পাড়া এলাকায় মৌলভী সিরাজুল ইসলামের নেতৃত্বে পূর্ব পরিকল্পিত ভাবে তার গাড়ী থামিয়ে ড্রাইভারকে মারধর করে এবং তাকে হুমকি ধমকি দিয়ে নাজেহাল করে । শাহ আলম কোম্পানী আরও জানান , বিষয়টি সাথে সাথে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে । এছাড়াও একটি মহল নির্বাচনে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে এলাকার সাধারণ ভোটারদের ভীতসন্ত্রস্ত করে প্রভাব খাটিয়ে নির্বাচনকে ভিন্নহাতে প্রবাহিত করার চেষ্ঠা করছে । তিনি প্রসাশনের জোর হস্তক্ষেপ কামনা করেন ।
লক্ষীপুর , বাংলাদেশনিউজ২৪x৭ . কম শুক্রবার দুপুরে জেলার কমলনগর উপজেলার চরমাটিন মুন্সিরহাট মাদ্রাসায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ছায়েদের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় মাদ্রাসার শিক্ষক ও ছাত্রসহ ১৫ জন আহত হয়েছে । গুরুতর আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম ( ২৬ ) আব্বাছ উদ্দিন ( ৩৫ ) ইউছুফ ( ৩২ ) কে সদর হাসপাতালে ও আবদুর রব ( ৫৫ ) আবুল কালাম ( ৫৬ ) আবদুল ওহাব ( ৩৬ ) মাওলানা ইসমাইল ( ৪৫ ) আবদল ওয়াহেদ ( ৪২ ) মামুন হোসেন কে ( ২০ ) কমল নগর হাসপাতালে ভর্তি করা হয়েছে । প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায় , দীর্ঘদিন ধরে উপজেলার চরমাটিন ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার জমি নিয়ে আবদুল বাতেন ওরফে বাবুল গংদের সাথে বিরোধ চলে আসছে । উক্ত জমি বিরোধের জের ধরে দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাই আবুল খায়েরের নেতৃত্বে বাবুল গংরা মাদ্রাসার জমি দখল করার জন্যে আসে । এ সময় মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা বাধা দিলে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক ও মারধরের ঘটনা ঘটে । এতে সায়েদ চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রকাশ্যে মুন্সিরহাট বাজার ও ওই মাদ্রাসায় অতর্কিত ছাত্র শিক্ষক ও জনতার ওপর হামলা চালায় । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / এসআরএস / এসএ
ঢাকা , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : জয়নুল আবদিন ফারুকের বড় মেয়ে তামান্না ফারুক তিমা বলেন , আমার বাবা দেশের গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছেন । তার রক্ত যেন বৃথা না যায় । যে গণতন্ত্রের জন্য আমার বাবার রক্ত ঝরেছে সেই গণতন্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত যেন কেউ ঘরে ফিরে না যায় । বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বরে গণঅনশনে আজ বুধবার ৬ জুলাই ফারুকের ওপর হামলার তীব্র নিন্দা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন । তামান্না বলেন , মিডিয়ার কল্যাণে আপনারা দেখেছেন আমার বাবাকে কিভাবে নির্দয়ভাবে পিটিয়েছে সরকারের লেলিয়ে দেয়া পুলিশ বাহিনী । মূলত তারা হত্যার উদ্দেশ্যেই আমার বাবার উপর হামলা করেছে । তিনি আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন । আজ রাতেই উন্নত চিকিৎসার জন্য বাবাকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হবে । এ সময় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন , আমার ক্ষুদ্র রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায় এমনটি আগে দেখিনি । যেভাবে সেদিন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর বর্বরতা চালানো হয়েছে তা নজিরবিহীন । আশরাফ উদ্দিন নিজান বলেন , আমি কারো বিরুদ্ধে কখনো মামলা করিনি , আমার বিরুদ্ধেও কেউ করেনি । এমনকি ১ / ১১ সরকারও আমার বিরুদ্ধে মামলা করতে পারেনি । কিন্তু এই আওয়ামী লীগ সরকারের আমলে আমাকে একটি মামলার বাদী হতে হলো তাও আবার আমার সহকর্মীর ওপর হামলার জন্য । এটা কখনো ভাবতে পারিনি । একে এম হাফিজুর রহমান এমপি বলেন , হত্যার উদ্দেশ্যে সেদিন জয়নুল আবদিন ফারুকের ওপর হামলা করা হয়েছিল । সেজন্যই আমরা পুলিশকে এ ঘৃণ্যতম কাজ থেকে বিরত রাখতে পারিনি । আইন - শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্যাতিত হওয়ার ঘটনায় সরকারের নীরবতায় অবাক হয়ে আমজাদ হোসেন এমপি বলেন , আমরা বিচার কার কাছে চাইব । যে সরকারের সময় দেশের আইনপ্রণেতারা আইন - শৃঙ্খলা রক্ষাকারীর হাতে অন্যায়ভাবে নির্যাতিত হন তদের কাছে বিচার চেয়ে আর কী হবে ? লায়ন হারুনুর রশিদ বলেন , ফারুকের ওপর হামলার বিচার এদেশের জনগণ করবে । এ হামলা গণতন্ত্রকামী প্রতিটি নাগরিকের ওপর হয়েছে বলে মন্তব্য করেন তিনি । এছাড়াও সংসদ সদস্য এজেডএম মোস্তফা মুকুল , মোজাহার আলী প্রধান , শাম্মী আখতার , নিলোফার মনি চৌধুরী , আশিফা আশরাফি পাপিয়া তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন সেদিনের বর্বরোচিত পুলিশি হামলার কাহিনী । এ হামলার জন্য তারা সরকারকেই দায়ী করেন । ( শীর্ষ নিউজ ডটকম / কেএইচ / এফএম / এস / এসসি / ১৭ . ৫১ঘ . )
মোহনা , আমি তোমাকে ডায়লগ শোনাবো না , " তোমার পায়ে পৃথিবীর সব নীলপদ্ম এনে দেবো " । শুধু বিছিয়ে দেবো ভালবাসার অদৃশ্য গোলাপ যা শুধুমাত্র উপলব্ধি করতে হয় । সূদুর কোন এক সমুদ্রের দ্বীপে প্রেমের নাম ফলানো অভিসারের মানে আছে ? আমি তো খুঁজে পাইনা । আচ্ছা আমি কী রোমান্টিক কোন মানুষ নয় ? না - ভালবাসার মানে বুঝিনা ? সারাজীবন আমি তোমাকে ভালবেসে যাবো দূর থেকে , গভীর অনুভবে ।
পীরগঞ্জে নিখোঁজের ৩ দিন পর সালমা বেগম ( ৪০ ) নামে এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ । রোববার বিকেল ৪টায় তার বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে শ্যামপুর গ্রামের একটি ভূট্টাক্ষেতের গর্ত থেকে লাশ উদ্ধার করা হয় । এলাকাবাসী জানায় , পীরগঞ্জ উপজেলার জসাইপাড়া গ্রামের দিনমজুর এনামুল হক ও তার স্ত্রী সালমা বেগম গত বুধবার রাতে সদর উপজেলার শীবগঞ্জে জামাইয়ের বাড়ি থেকে ফিরছিলেন । রাত ১০টার দিকে এনামুল হক একাই বাড়ি চলে আসে । এনামুল বাড়ি ফিরে একটি কোদাল নিয়ে বেড়িয়ে যায় । এরপর এনামুল আর বাড়ি ফেরেনি । পীরগঞ্জ থানার ওসি মেহেদী হাসান বলেন , পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে ।
রাজশাহী , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী বিধবা নারী মরিয়ম মুরমুকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার আদিবাসী সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা ও জাতীয় আদিবাসী পরিষদ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে । তবে এ কর্মসূচি সোমবার করার কথা থাকলেও হরতালের কারণে তা বাতিল করা হয় । এদিকে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা মিশনপাড়া এলাকা থেকে বিশ্বনাথ ( ৫০ ) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় । তিনি হত্যাকাণ্ডের শিকার মরিয়ম মুরমু ' র ভাসুর বলে জানা গেছে । পুলিশ জানায় , মামলার এজাহারে সন্দেহভাজন হিসেবে তার নাম অন্তর্ভুক্ত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে । আদালতে ৫ দিনের রিমান্ড চেয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয় । রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হতে পারে । প্রসঙ্গত , শনিবার দিবাগত রাতে জেলার গোদাগাড়ী উপজেলার শিমুল গ্রামে বাড়ি থেকে তুলে এনে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় চল্লিশশোর্ধ্ব আদিবাসী নারী মরিয়ম মুরমুকে । শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি ঘাতকের দল । তার লাশ বিবস্ত্র অবস্থায় বরই গাছের সঙ্গে বেঁধে রাখা হয় । রোববার সকালে গোদাগাড়ী থানা পুলিশ গাছে বেঁধে রাখা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় । এ ঘটনায় নিহতের পুত্র উইলিয়াম মুরমু বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেছেন । ( শীর্ষ নিউজ ডটকম / এমআর / সস / ০০ . ৪১ঘ . )
চুয়াডাঙ্গা , ৭ মে ( শীর্ষ নিউজ ডটকম ) : চুয়াডাঙ্গার জীবননগরের বিশেষ ক্যাম্পের বিজিবি ' র ( বর্ডার গার্ড বাংলাদেশ ) সদস্যরা শুক্রবার গভীররাতে ৯৬ বোতল ফেনসিডিলসহ ৩ যুবককে আটক করেছে । আজ শনিবার সকাল ১১টার দিকে আটককৃতদের জীবননগর থানা সোপর্দ করা হয়েছে ।
মৌলভীবাজার , ২২ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : বাংলাদেশ বন শিল্প কর্পোরেশনের মালিকানাধীন রাবার বাগানের ভূমি দখলের চেষ্টা চলেছে । এ সময় দখলকারীদের হটাতে আনসার সদস্যরা ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে । . . . . বিস্তারিত পড়ুন »
তাৎক্ষনিক শেয়ারের সব খবর জানতে আপনার মোবাইল থেকে ব্রাউজ করুন http : / / www . bdstock . mobi । ওয়েব সাইটটি মোবাইল গ্রাহকদের জন্য বিশেষভাবে তৈরী । আপনি চাইলেই কম্পিউটার ব্যবহার করতে পারছেননা কিন্তু মোবাইল আপনার সাথেই থাকে । তাই যখন খুশি যেখানে খুশি জেনে নিন প্রয়োজনীয় সব শেয়ারের দাম । শেয়ারের সাধারন তথ্য , ইপিএস , পি / ই অনুপাত , ডিএসই সংবাদ , ডিএসই . . .
সন্ন্যাসীর আদেশ মতে কাজলরেখা স্বামীর নিকট আত্ম - পরিচয় দিতে পারিল না । স্বামীর সঙ্গে দাসী হইয়াই স্বামীর রাজ্যে চলিয়া গেল ।
Tagged as আল কুরআন , জীবন নিয়ে হতাশ , পাপের কারণে হতাশ , হতাশা এলে
Click this link ঢাকা , ১৬ মার্চ ( আরটিএনএন ডটনেট ) - - বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে . . . . রাজেউন ) । সিঙ্গাপুরে চিকিৎসাধীন দুপুরে তিনি মারা যান । বিএনপি মহাসচিবের পরিবার এ খবরের সতত্য নিশ্চিত করেছেন । প্রবীণ এই রাজনীতিক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । কিছুদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রথমে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় । পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হয় । আরটিএনএন ডটনেট / এমএইচএম / এমআই_ ১৫৫৫ ঘ .
ভাই আমি হাল্কা মজা করে এই লেখাটা লিখেছিলাম , আশা করি সিরিয়াস ভাবে নেবার কোন কারন নাই এতে । আমি তাছাড়া হাসির বাক্সতে এটা পোস্ট করেছি । আর রংমহলে আমি গর্জে উঠো বাংলাদেশ , " মিয়াওওওওওওওও " নামে টপিক খুলেছিলাম ঠিক ই , তবে ঐ কারনে তো আমি মাইনাস খাই নাই । আপনি রংমহলে ভালো করে খেয়াল করুন । আর এই মাইনাস টা আমার জন্য একটা কলঙ্ক স্বরুপ ! সাদা শার্টের গায়ে কালো দাগের মত ।
প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় । প্রবীণ আলেমেদ্বীন মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনার জবাবে নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো বলেন , মহান আল্লাহর রহমত এবং জনগণের দোয়ায় আমি বিজয়ী হয়েছি । এই বিজয় ফতেখাঁরকুল ইউনিয়নের আপামর জনসাধারণের । এর মধ্য দিয়ে যে গুরু দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে তা যথাযথভাবে পালন করে আমি জনগণের সেবক হিসেবে কাজ করে যাব । তিনি এলাকার উন্নয়নে নিষ্ঠার সাথে ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেন এবং এ ব্যাপারে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন । আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র এইচ . এম . আবুল ফয়েজের উপস্থাপনা ও মোহাম্মদ তারেকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় সম্মাননা ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দিত করা হয় । এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , বিশিষ্ট সমাজ সেবক মোজাফফর আহমদ কোম্পানী , শিক্ষানূরাগী সাইফুদ্দিন খালেদ , মহিউদ্দিন বাহার , শিক্ষক মাওলানা আমান উল্লাহ আনসারী , মাষ্টার মীর কাসেম , রহমানিয়া মাদ্রাসার সুপার মাওলানা আমান উল্লাহ , মৌলানা মুফিজুর রহমান , এলাকার মুরব্বী কালূ আহমদ , তহসিলদার সাইফুল ইসলাম , মাওলানা আতাউল হক , জামায়াত নেতা মাহবুবুর রহমান , ছাত্রনেতা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর প্রমূখ ।
ভালই তো সাংবাদিকতা শুরু করেছেন । তবে খবরগুলো কোন কাগজে প্রকাশ করছেন জানালে হয়তো কিছু গ্রাহক বাড়বে . . . . .
গত বৃহস্পতিবার ঘাটাইল ব্যবসায়ী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে । এতে সভাপতি পদে মোঃ আব্দুল মজিদ মিয়া , সহ - সভাপতি মোঃ আছাদ্দৌলা ( শিরন ) , মোঃ শাহজাহান আলী সরকার , মোঃ খোকন খান , সাধারণ সম্পাদক পদে মোঃ বেলায়েত হোসেন , যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জুয়েল , কোষাধ্যক্ষ মোঃ জয়নুল আবেদীন নান্নু , ক্রীড়া সম্পাদক মোঃ সিদ্দিক , নাট্য ও প্রমোদ সম্পাদক
আফগানিস্তান আবারও বিস্ফোরণে রক্তাক্ত । হাসপাতাল চত্বরে গাড়িবোমা বিস্ফোরণে নিহত হলেন ৬০ জন । জখম আরও ৫৪ জন । আফগান সরকার এই বিস্ফোরণের জন্য তালিবানদেরই দায়ী করেছে । তবে দায় অস্বীকার করেছে তালিবানরা ।
মিরসরাই , ২৭ জুন : চট্টগ্রামের মিরসরাইয়ে বাস - ট্রাক - লরির ত্রিমুখী সংঘর্ষে এস আলম পরিবহনের একটি ভলভো বাসের চালক নিহত হয়েছেন । আহত হয়েছেন ছয়জন । দুর্ঘটনায় ট্রাকের ওপরে থাকা চারটি গরুও মারা যায় । সোমবার সকালে মহাসড়কের মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতের চালকের নাম মোহাম্মদ ইলিয়াছ । . . . . বিস্তারিত »
অবশেষে ২৬ গ্রামের লক্ষাধিক মানুষের প্রাণের দাবি কচুপাত্রা ডোন নদীর বাধ সফলভাবে নির্মিত হয় । ১৫ হাজার কৃষক পরিবারের জীবন - জীবিকার সম্বল কৃষি জমিতে প্রাণের সঞ্চার হয় । পাঁচ বছরের দুঃসময় কাটিয়ে এবার কৃষক প্রস্তুতি নিয়েছে আমন ধানের জন্য জমি চাষাবাদ করার ।
মাঝে মাঝে ভক্তের চিঠিও আসিতে লাগিল । অমল সেগুলি তাহার বউঠানকে দেখাইত । চারু তাহাতে খুশিও হইল , কষ্টও পাইল । এখন অমলকে লেখায় প্রবৃত্ত করাইবার জন্য একমাত্র তাহারই উৎসাহ ও উত্তেজনার প্রয়োজন রহিল না । অমল মাঝে মাঝে কদাচিৎ নামস্বাক্ষরবিহীন রমণীর চিঠিও পাইতে লাগিল । তাহা লইয়া চারু তাহাকে ঠাট্টা করিত কিন্তু সুখ পাইত না । হঠাৎ তাহাদের কমিটির রুদ্ধ দ্বার খুলিয়া বাংলাদেশের পাঠকমণ্ডলী তাহাদের দুজনকার মাঝখানে আসিয়া দাঁড়াইল ।
জাফরসাদক বলেছেন : শুকরিয়া , আপনি কি আরবি ভাষায় পড়াশুনা করেছেন ?
খোরশেদুল আলম শামিম : মিরসরাই উপজেলার চারটি ইউনিয়নের ৯টি গ্রামের যেদিকে চোখ যাচ্ছে শুধু কবর আর কবর । ঘর থেকে বের হয়ে এ - দৃশ্য চোখে পড়ার সাথে সাথে যেকোনো বয়সের মানুষ ভয়ে আঁতকে উঠতে পারেন । কঠিন , সত্য এবং নির্মম এই বাস্তবতা মেনে নেয়ার কোনো উপায় এলাকাবাসীর জানা নেই । চোখের নোনা জলের বানে ডুবে গেছে এলাকার প্রতিটি জনপদ । একঝাঁক শিশু - কিশোরের চঞ্চলতায় মাঠঘাট সবসময় মুখর হয়ে থাকতো । তাদের হৈহুল্লোড় মাতিয়ে রাখতো গ্রামীণ প্রতিবেশ ।
বরগুনা , ১২ জুলাই : বরগুনার আমতলী উপজেলার কচুপাত্রার ডোন নদীতে বাঁধ দেয়ায় আমতলী ও কলাপাড়া উপজেলার ২৬টি গ্রামের লক্ষাধিক মানুষ সামুদ্রিক জলোচ্ছ্বাসের হাত থেকে মুক্তি পেয়েছে । ১৫ হাজার কৃষক পরিবার জমি চাষাবাদের . . . বিস্তারিত »
ঐতিহাসিক ঘটনাবলীঃ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাক আর্মি নৃশংসভাবে ৩৬০জন নিরপরাধ মানুষকে হত্যা করে জশাদলের বরইতলাতে ।
ঠিক বলেছেন কাওছার আহমেদ , সম্ভবত আমাদের মনোজাগতিক ম্যাচুরিটি আর বাহ্যিক / বৈশ্বিক ম্যাচুরিটির সমন্বয়হীনতাই এই ২০১০ সালেও এইরুপ কান্ডকীর্তির পেছনের নিয়ামক । ধন্যবাদ ।
* ব্যায়াম করার সময় অবশ্যই আরামদায়ক পোশাক ও জুতা পরা ভালো ।
কন্টিনেন্টাল কুরিয়ার এখন পাছগাঁছিয়া রোড় ৯৩২ জাহানপ্লাস ইসলামীব্যাংক এর বিপরিত পাসে
২৭ . এডভোকেট আবদুন নাঈম : স্বাধীনতার পর স্বাভাবিক মৃত্যু হয়
মঈনুল হাসান রতন , হবিগঞ্জ : : হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রাম থেকে অপহৃত কিন্ডারগার্টেনের ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ । সেই সাথে অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃত অপহরণকারী হলো সদর উপজেলার উচাইল গ্রামের সায়েদ আলীর পুত্র হাদিছ মিয়া ( ২৮ ) ।
এ ঘটনায় মতিঝিল থানার উপ - পরিদর্শক ফারুক হোসেন , আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ও সাবের হোসেন চৌধুরী মতিঝিল থানায় পৃথক ৩টি এজাহার দায়ের করেন ।
তোমার পারে বাজ্ল কখন আমার পারের ঢেউ , অজানিতা ! কেউ জানে না , জানবে না ক ' কেউ । উড়তে গিয়ে পাখা হ ' তে একটি পালক প ' ড়লে পথে ভুলে ' প্রিয় তুলে যেন খোঁপায় গুঁজে নেও ! ভয় কি সখি ? আপনি তুমি ফেলবে খুলে এ - ও !
আল আ ' লামু , আল আ ' যামু , আল আগনা , হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক ' শবে - মীলাদ - এর মু ' জিযাসমূহ '
গত শুক্রবার চট্টগ্রামে মর্মান্তিক পাহাড় ধসের ঘটনায় গত ২দিন এ মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে সর্বশেষ সংবাদ অনুযায়ী নিহতের সংখ্যা ২৫ উদ্ধার করা হয়েছে ১৭ জনের লাশ । চট্টগ্রামের বাটালি হিল পাহাড়ী এলাকা শহরের টাইগারপাসের এলাকায় গত শুক্রবার শরণ কালের ভয়াবহ পাহাড়ের মাটি ধসের ঘটনায় একই পরিবারের ৫ জনসহ ২৫ জনের মৃত্যু হয়েছে । নিহতদের মধ্যে রয়েছে রহানা বেগম ( ৪০ ) , তাঁর মেয়ে সারমিন ( ২০ ) , ফাতেমা ( ১১ ) , তানজিনা ( ২ ) ও ছেলে আজাদ ( ১০ ) চট্টগ্রাম ফায়ার সার্ভিস সূত্রে আরো জানায় এই পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করেছেন সর্বশেষ শনিবার সকাল ৮ . ২০ মি . পর্যন্ত উদ্ধারকারী দল সর্বমোট ১৭ জনের লাশ উদ্ধার করেছেন ।
মালয়েশিয়া সাড়ে ৩ লাখ বাংলাদেশি শ্রমিক ফেরত পাঠাবে
তেজগাঁও পলিটেকনিকে ছাত্রলীগের দু ' গ্রুপের সংঘর্ষ : নগরীর তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রলীগের দু ' গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছে । গতকাল সকালে এ ঘটনায় গুরুতর আহত ফরহাদ হোসেন ( ২৮ ) ও জয় ( ২০ ) নামে দুই ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ ঘটনায় পুলিশ ৪ ছাত্রকে গ্রেফতার করেছে ।
এ বিষয়ে সহীহ - হাসান ও নির্ভরযোগ্য পর্যায়ের এত প্রচুর হাদীস রয়েছে যে , অনেক আলিম একে ' মুতাওয়াতির ' বলেছেন । ইমাম মাহদী ও তাঁর আগমন সংক্রান্ত বহু মৌলিক এবং বহু খুটিনাটি বিষয়ও এইসব হাদীসে রয়েছে । কোনো হাদীসে তাঁর শাসনামলের কথা , কোনো হাদীসে ঈসা আ . - এর সাথে তাঁর মোলাকাত ও ইমামতির কথা , কোনো হাদীসে তাঁর নাম ও বংশ পরিচয় , কোনো হাদীসে তাঁর গুণ ও বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে । এভাবে হাদীসের প্রায় সব ধরনের কিতাবেই এই হাদীসগুলো বর্ণিত হয়েছে । এক্ষেত্রে ' সহীহাইন ' ও ব্যতিক্রম নয় । নাম উল্লেখ ছাড়াই ঈসা আ . কে নিয়ে তাঁর ' ইমামত ' সংক্রান্ত একাধিক হাদীস সহীহাইনেও বর্ণিত হয়েছে । ( দেখুন : সহীহ বুখারী হাদীস : ৩৪৪৯ ; সহীহ মুসলিম , হাদীস : ১৫৫ , ১৫৬ , ২৯১৯ , ২৯১৪ )
ঢাকা , ১২ জুলাই : হরতালে মারধর করে হত্যাচেষ্টার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী , স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আইজিপিসহ পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা খারিজ করে দিয়েছেন আদালত ।
আসলে ' ইলাউস সুনান ' - এর সর্বমোট তিনটি মুকাদ্দিমা রয়েছে , যা আলাদা আলাদা তিনটি কিতাবের মতো । প্রথমটি উসূলে হাদীস বিষয়ক মুকাদ্দিমা , যা পরে শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রা . - এর তাহকীক ও তালীকের মাধ্যমে ' কাওয়াইদ ফী উলূমিল হাদীস ' নামেও প্রকাশিত হয়েছে । এটি লিখেছেন ইলাউস সুনানের মূল মুসান্নিফ মাওলানা যফর আহমদ ওছমানী রাহ . ( ১৩১০ হি . - ১৩৯৪ হি . ) ।
পদের নাম : সাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ( অস্থায়ী )
বৃহস্পতিবার সন্ধ্যায় এক জনাকীর্ণ পরিবেশে সাভার প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন তার সহযোগী আরো ৪ নির্বাচন কমিশনারকে সাথে নিয়ে এ ফলাফল ঘোষণা করেন ।
অজিত বলেছেন : রাজ বলেছেন : হা হা হা হা . . . . উড়া ভাই . . দিলেন তো ছক্কা মেরে . . এখন মাঠ বলের বাইরে . . . . . অঅকাশ যদি ও কর্দমাক্ত তবে মাঠ মেঘমুক্ত ! !
জোকস্ পড়ে হাসতে হয় । কিন্তু , হাসতে যে পারলাম না । সুন্দর এবং হাসির কৌতুক পোষ্ট করা হোক । হার্টের জন্য যা মঙ্গলময় ।
খুব ভাল লাগছে । এবার এদের বিচার হবে আশা করি ।
সাগরে মাছ ধরার সকল নৌযানকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাছাকাছি নিরাপদ অবস্থানে থাকতে বলা হয়েছে । এদিকে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে কক্সবাজার সদরের নাজিরারটেক , পোকখালী , চৌফলদন্ডি , টেকনাফ সদর , হ্নীলা ও হোয়াইক্যং , সাবরাং , শাহপরীর দ্বীপ , মহেশখালীর ধলঘাটা , মাতারবাড়ি এবং কুতুবদিয়া উপজেলার ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে । জেলাসদরের নাজিরার টেক এলাকায় প্রায় দেড় হাজার ঘরবাড়ি জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ।
ঢাকা , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : রাজধানীর সবুজবাগের বাগান বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় আল আমীন ( ৩০ ) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ । নিহতের বাড়ি গাইবান্ধা সদরে । সে রাজধানীর বাড্ডার বাসিন্দা ছিল । আজ বুধবার সকাল ৭ টার দিকে তার লাশ উদ্ধার করা হয় । জানা গেছে , আল আমীন মঙ্গলবার বাসা থেকে থেকে বের হওয়ার পর নিখোজ হয় । আজ সবুজবাগের বাগান বাড়িতে বস্তাবন্দি অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয় । পরে সাথে রাখা আইডি কার্ড দেখে আল আমীনের লাশটি শনাক্ত করে আত্মীয়রা । লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / এ / এমইউ / এএইচ / ১৩ . ০৫ঘ . )
ঢাকা , ১১ জুলাই : কোটি টাকার সুপার কাপ ফুটবল নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যে তৈরি হয়েছে আলোড়ন । গ্রামীণফোন সুপার কাপ ফুটবল নিয়ে প্রতিদিন রাত ১১ টা ১৫ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হচ্ছে ' গ্রামীণফোন সুপার কাপ হাইলাইটস ' ।
গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীবাজার থেকে ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব । গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে র্যাব - ৬ গাংনী ক্যাম্প সদস্যরা ওই বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি এলজি শার্টারগান , ১টি পিস্তল ও ১টি ওয়ান শুটারগান উদ্ধার করে । র্যাব - ৬ গাংনী ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি শেখ জাহিদুল ইসলাম জানান , গোপন সংবাদের ভিত্তিতে বামন্দীবাজারে অভিযান চালানো হয় । বাজারের স্কুল মার্কেটের সামনে একটি মাইক্রোবাসের নিচ থেকে ৪টি অস্ত্র উদ্ধার করা হয় । অস্ত্র কেনাবেচার জন্য অস্ত্রগুলো ঘটনাস্থলে রাখা হয়েছিলো বলে ধারণা করছে র্যাব ।
খ ) তারাবীর নামায ২০ রাকাত , না ৮ রাকাত ? সহীহ হাদীস অনুসারে কোনটা ঠিক ? রমযান মাসে তারাবীর নামায পড়লে তাহাজ্জুদ নামায পড়ার দরকার আছে কী ? বা তাহাজ্জুদ নামায পড়লে তারাবী পড়তে হবে কি ? উল্লেখিত বিষয়ে সহীহ মাসআলা হাদীস শরীফের বাংলা তরজমাসহ জানালে খুশি হব ।
আমিও আইসা পড়ছি । তয় এক খাবলা মাটি নিয়া । কে কে খাইবেন আসেন ।
দাসী বললে , ' তা যদি বলি রানীমা , তবে কিন্তু ঐ থালাখানা আর আপনার হাত থেকে নামাতে পারবেন না , ওখানা আপনার হাতে আটকে যাবে । '
একদিন মাটির ভিতরে হবে ঘররে মন আমার , কেন বান্ধো দালান ঘররে মন আমার . . . . . . প্রানপাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে , ধরাধামে সবই রবে তুমি যাবে চলে . . .
নতুন টপিক লিখে শেয়ার করলে আমার একটা আলাদা অনুভুতি হয় । যা ব্যাখ্যা করা যায় না ।
পাবনা : পাবনা সদর উপজেলার দড়িকামালপুর গ্রামের একটি গাছ থেকে বুধবার এজেম উদ্দিন ( ৬৫ ) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ।
যাক ! ভাষা - অধিকার প্রাপ্তির ৬০ - ৬৫ বচ্ছরে একটা দৃশ্যমান প্রাপ্তি অন্তত আছে তাইলে . . .
আবুতোরাব , শান্তিরহাট , বড়দারগাহাট , মিঠাছড়া , জোরারগন্জ , বড়তাকিয়া , করেরহাট বারইয়াহাটের মত বাজারগুলো নামের মাঝেই বেঁচে আছে । সকল ঐতিহ্য কৃষ্টি হারিয়ে এসব বাজারগুলো ছড়াচ্ছে বর্জ্যের দুর্গন্ধ ।
একদিন আমার পিপড়ার ব্যস্ততা আর থাকবেনা । সকাল বেলা অবদমিত কাম পেন্টে পুরে আর মুততে যাবোনা কমোড ভরে । দাতের মাজন দিয়ে মাজবোনা পোকায় ধরা দাত । সাবানে সুগন্ধে খুলে যাবেন চোখ , বরং কেউ চোখ মুদে দেবে , বড়ই পাতা আর গরম জলে স্নান করাবে , তারপর সাদা কাপড় দিয়ে ঢেকে দেবে আমার লজ্জা । আমি স্নানের পরে তাড়াহুরো করে আর প্রাতঃরাশ খাবোনা । গা গরম করবার জন্য চাটা আমার ভাগে জুটবেনা । বরং গোরযাত্রীরা একটু চা খেয়ে নিবেন , দীর্ঘ পথ , কেউ বা টেনে নিবেন সিগারেট । কেউ বা বাড়ীর কর্নারে দাড়িয়ে আলাপ করবেন সুমধুর অতীত । আমি না পাবো চা , না সিগারেট কিংবা আমার প্রিয়জনের আলাপ , আমি যে মৃত । আসবে সে দিন , যে দিন জীবনের সব আলাপ যাবে থেমে । যে দিন সুর্য উদয় আর অস্তে আমার ঘরে ফেরার দিন ফুরাবো । আমার হিসাবের খাতায় আরেকটা দিন ফুরাবোর কোন এন্ট্রি থাকবেনা । জীবনের হিসাব শোধ হবে , প্রিয়জন হয়তো আবার হাল খাতা খুলবেন , দরজা খুলে রাখবেন আমি দেনাদার হয়তো আসবো অনাদায়ী দেনা মিলাতে , তারপর এক সময় ক্লান্ত হয়ে দোকানে ঝাপ নামাবেন - আমার যে আর আসা হবেনা । হাল খাতা একসময় ধুলায় ঢেকে যাবে , প্রিয়জন অপেক্ষার শেষ হবে , কেউ আর হাল খাতা খুলবেনা - আমার দেনা অনাদায়ী হয়ে একসময় হারিয়ে যাবে । হারিয়ে যাবে আমার কষ্টার্জিত মরন । আমার ফিরে আসা হবেনা , বিকালে বাসে চড়ে ম্লান সুর্যের আলো আমার কন্যাকে আর জড়িয়ে ধরা হবেনা । রাতে লোভ করে খাওয়া হবেনা একট টুকরো বেশী মাংস । আমি নিদ্রা যাবো অন্ধকারে , অন্ধকারের জীবন অন্ধকারে ফিরে যায় ।
রিয়েল ডেমোন বলেছেন : সবাই দেখছি সামু থেকে ! ! ! আমিত ভাবছিলাম আমি একাই , দারুন , কেমন আছেন ভুতনী
এখন গুরুচণ্ডালীতেই আসছে জলপাইগুড়িতে টাটার নেওড়ানদী চা বাগানে পরপর কী ঘটে চলেছে তার ডাইরি ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ " বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার নফসের হিসাব নেয় এবং পরকালের জন্য কাজ করে । আর নির্বোধ ঐ ব্যক্তি যে নিজের নফসের কুপ্রবৃত্তির অনুসরণ করে , আবার আল্লাহর কাছেও আশা - আকাংখা রাখে । " [ তিরমিজি ]
লেখক বলেছেন : নুশেরা আপু কে অনেকদিন পর দেখলাম ব্লগে কেমন আছেন ?
দুনিয়াতে এমন কোনো দেশ নাই যেখানে চাইনীজ মাল নাই । " মেইড ইন চায়না " কোনো সমস্যা না । এরা সব কোয়ালিটির প্রোডাক্টই বানায় । আসল সমস্যা হলো আমাদের মুনাফালোভী ব্যবসায়ীরা - এরা কম দামে চায়নার নিম্নমানের জিনিস আনবে , আর সেটা গলাকাটা দামে আপনার কাছে বিক্রি করবে ।
যাই হোক , এখন বড় হয়েছি । ব্যস্ততা বেড়েছে । আগের মতো ক্রেজ নেই । তারপরো মাঝে মাঝে সুইটি , অভিমানী নয় , আজ এই মেঘে ঢাকা রাত গানগুলো শুনলে নষ্টালজিক হয়ে যায় আর বুকের ভেতর একটা চাপা কষ্ট অনুভব করি আমার প্রিয় শিল্পি হাসান আর প্রিয় ব্যান্ড আর্কের জন্য । মাঝে মাঝে মনে হয় আবার যদি হাসান , পঞ্চম আর টুলু এই ত্রিরত্ন এক্ত্র হয়ে কিছু করতেন কি অদ্ভুদ সুন্দর না হোত ব্যাপারটা । উফ তা যে হবার নয় . . .
ইন্ডিয়ায় ইদানীং ভাল সিনেমা বের হচ্ছে না . . . সব আউল ফাউল টাইপ ছিঃনেমা
By বিপ্লব সাহা Jhenidah দেখা হয়েছে : ০ বার স্বাস্থ্য
ডা : এম . আহমেদ মেক্স হোমিও হল এন্ড অনলাইন হোমিও ক্লিনিক , ১৮৩ - ১৮৪ কৃষি মার্কেট শপিং কমপ্লেক্স ( ম্যাক্সি ষ্টেশন এর নিকটে ) , রিং রোড , মোহাম্মদপুর , ঢাকা - ১২০৭ টেলিফোন : ০২ - ৮১২৪৬০২ মোবাইল : ০১৮১৯২৫১২৬
তবে এই সফটওয়্যারটির মাধ্যমে কুরআন ও তরজমা পড়ার জন্য আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকা আবশ্যক । এতে খুব অল্প পরিমাণ ডাটা ব্যবহৃত হবে ।
ওর এ রকম কমিট শুনে লেখা অফ দিলাম । আমি বড়োই হতাশ , একটা প্রতিভা , একে মানুষ চিনলো না । হায় . . . . . . . কি হবে দেশের ।
আমি হারাই আবার হারাই না । আমি দুঃখী , তবু কষ্ট পাই না
নাটোর , বাংলাদেশনিউজ২৪x৭ . কম নাটোরের বড়াইগ্রামে সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও ৮ জন আহত হয়েছে । এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ জানায় , বুধবার রাত ২টার দিকে বড়াইগ্রাম উপজেলার লাথুরিয়া বাজারে থেমে থাকা একটি ট্রাককে ঈশ্বরদী থেকে ঢাকাগামী সনি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দেয় । এতে ঘটনাস্থলেই বাস যাত্রী আজগর আলী ( ২৯ ) নিহত হন । নিহত আজগর আলী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পেয়ারাখালী এলাকার আলাউদ্দিনের ছেলে আহত হন বাসের অপর ৮ যাত্রী । পুলিশ আহতদের উদ্ধার করে বনপাড়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / প্রতিনিধি / এসএ .
সুতরাং বোঝা গেলো যে , পিছলা যিন্দেগির বরবাদিরও ক্ষতিপূরণ আছে , সব গোনাহেরই প্রতিকার আছে ; এমন কোন গোনাহ নেই যার এলাজ বা প্রতিকার নেই । সেই এলাজ ও প্রতিকার হচ্ছে তাওবা । আর তাওবার তরীকাও কোন শায়খের কাছে জিজ্ঞাসা করে জানতে হবে । তিনি যে তরীকা বাতলাবেন তার সঙ্গে আবার নিজের মত জুড়ে দেয়া উচিত নয় । এটা অনেক বড় ক্ষতির কারণ , বরং অনেক সময় তা নতুন কোন বরবাদি ডেকে আনে । এখন তো নিজের মতের উপর এবং মনচাহি পথে চলার রোগ খুব ছড়িয়ে পড়েছে । একারণেই মানুষ এখন কামিয়াবির রাস্তা খুঁজে পায় না । ( আনফাসে ঈসা )
ঢাকা , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : প্রখ্যাত বহুভাষাবিদ ড . মুহম্মদ শহীদুল্লাহ্ স্মরণে এক স্মরণসভার আয়োজন করেছে বাংলা একাডেমী । আজ বুধবার বিকেল ৪টায় একাডেমীর সেমিনার কক্ষে বহুভাষাবিদ , গবেষক ড . মুহম্মদ শহীদুল্লাহ্ স্মরণসভা অনুষ্ঠিত হবে । মঙ্গলবার বাংলা একাডেমীর উপপরিচালক মুর্শিদুদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়েছে । সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় , বাংলা একাডেমীর সভাপতি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভায় একক বক্ত্যতা করবেন অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউম এবং স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান । ( শীর্ষ নিউজ ডটকম / এএমএন / এস / ০০ . ০২ ঘ . )
লেখক বলেছেন : এতো বড় পোষ্টে বাইছা বাইছা এটাই চোখে পড়লো
আমার কাছে সিনেমার চেয়ে নাটকটা বেশি ভাল লাগে । কারণ সিনেমার চেয়ে নাটক দেখতে সময় লাগে কম । ডাউনলোড করতেও কম সময় লাগে । আর বাংলাদেশের নাটকের মানও খারাপ না । আজ এমন কিছু নাটকের লিংক শেয়ার করলাম . . . . . . . . . . . . . . . . . আমার নাটক বিডি ড্রামাসিরিয়াল নাটক অনলাইন বাংলাদেশী নাটক বেঙ্গলী গুরু বিডিবাংলা বাংলাদেশী নাটক বাংলা নাটক ডাউনলোড বিডি - নাটক সকাল সন্ধ্যা হয়তো আপনাদের কাজে লাগবে . . . . . . . . . . . . .
ঘটনা বেশ আগের । সাড়ে চার টাকা মিনিট আমলের । হলে থাকি তখন । আমার রুম মেইন বিল্ডিং - এ কিন্তু সারাদিন পড়ে থাকি নিউ বিল্ডিং আর অনার্স বিল্ডিং - এর দুই বন্ধুর রুমে । এদের মধ্যে একজন তখন চাকরিজীবি , সে সারাদিন চাকরি করে , আর আরেকজন ফার্স্ট ইয়ার থেকে ' ভালবাসার টানে ' ঘর ছেড়ে হলে , তাই রাতদিন টিউশনি করে বেড়ায় । চাকরিজীবি অফিস থেকে ফিরে আমার একটু খবর নেয় , না নিয়ে কোন উপায় নাই যেহেতু আমি তার বিছানায় গড়াগড়িরত । তারপর তিনি যথাসম্ভব মাঞ্জা মেরে প্রেম করতে বেড়িয়ে যান । টিউশনিওলা হলের গেইট বন্ধ হবার আগে ফিরেন না । ৯ . ৩০টার সময় গেইট বন্ধ হবার পর তারা দুইজন সারাদিনের খাটাখাটনিতে বিধ্বস্ত হয়ে ফিরে আসে । আমরা একসাথে ডাইনিং - এ গিয়ে কিছু একটা খাই । তারপর কয়েকঘন্টার আড্ডা শেষে ঘুম । শুনে মনে হইতেছে আমার জীবনে এমন মধুর সময় আর আসেনাই । সেটা ঠিকনা , ঐ সময়টায় জীবনের একটা ভয়াবহ সময় কাটাচ্ছিলাম । সবথেকে ঝামেলার সময়ের ড়্যাংকিং যদি করি তাহলে
আমি একটি কবিতা লিখতে চাই > > রাসেল আশরাফ
অরন্য নেই , সে নেই তার অগোছালো সেই ঘরে অরন্য নেই , তাই চির চেনা সেই পাকুর গাছের সবুজ পাতারা ঝরে ।
ক্রসবাঁধটি পুরোপুরি ভেঙ্গে গেলে পার্শ্ববর্তী মানাস নদীর সাথে তিস্তার পানি একাকার হয়ে গঙ্গাচড়া - মর্নেয়া ও হারাগাছের লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে পড়বে । লক্ষীটারী ইউনিয়নটি পরিণত হবে দ্বীপে । হুমকির মুখে পড়বে রংপুর শহর রক্ষা বাঁধ ।
নলছিটি , ২২ জুন ( কায়কোবাদ তুফান / আমাদের বরিশাল ডটকম ) : নলছিটি উপজেলা নির্বাহী কর্তকর্তার অনিয়ম , দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে তার ডাকা লোকাল গর্ভমেন্ট সাপোর্ট প্রোগামের ( এলজিএসপি ) একটি প্রশিক্ষণ কর্মশালা ২২ জুন বর্জন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা । নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজয় চক্রবর্তীর ঢোল , তবলার ' প্রস্তাবিত প্রকল্প ' বাতিল করায় এডিবির প্রায় অর্ধকোটি টাকার প্রকল্প বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে । এছাড়াও অতিদরিদ্রদের জন্য কর্মসূচির টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ওই কর্মকর্তার বিরুদ্ধে । এসব ঘটনার প্রতিবাদে …
পাগলা কানাই - এর একটি গানের পোষ্টমর্টেম করা যাক , তার আগে বলে নেই পাগলা কানাই কে - কবি পাগলা কানাই যশোহরের অর্ন্তগত বেলবাড়ি গ্রামের মানুষ ( আনুমানিক ১৭৯০ - ১৮৯০ ) । তিনি লালনের সমসাময়িক তবে লালনের সাথে তার পার্থক্য এই , লালন নীরব সাধক , আর পাগলঅ কানাই ছিলেন আসরের কবি । তারমানে কানাই যতটা বাউল ছিলেন তার চেয়ে বেশি ছিলেন কবিয়াল , লালন কেবলই বাউল । পাগলা কানাই আসরে মুখে মুখে যেসব গান রচনা করেছে তা আজও মানুষের মুখে মুখে ফিরছে ।
বগুড়ায় আ ' লীগের দুই গ্রুপে ধাওয়া - পাল্টাধাওয়া এমপির গাড়িতে ইটপাটকেল
উল্লাপাড়া , ২৬ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : নির্বাচনী সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা পুলিশ আজ শনিবার দুপুরে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা . মো . বাবুল সরকারকে পৌর শহরে মুক্তিযোদ্ধা সংসদ অফিসের পাশের রাস্তা থেকে গ্রেফতার করেছে । তাকে বিকেলে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে । উল্লাপাড়া থানা সূত্রে জানা গেছে , গত ২৩ জুন উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়া প্রার্থী জয়নাল আবেদীন ( পরাজিত ) উল্লাপাড়া থানায় দায়ের করা একটি মামলায় উক্ত বাবুল সরকারের বিরুদ্ধে তাকে ( জয়নাল ) ও তার সমর্থকদের মারপিট ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনে । এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আজ গ্রেফতার করেছে । এদিকে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত ) গোলাম মোস্তফা জানান , গত ২২ জুন পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উক্ত বাবুল সরকার আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে দল থেকে বাবুল সরকারকে ২৪ জুন কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / সস / ১৮ . ০৫ঘ . )
অর্থ : " সমস্ত উলামায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণ উনারা ইজমা করেছেন যে , হযরত রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিছাল শরীফ - এর পর উনার কোনো আহলিয়া আলাইহিন্নাস সালাম উনাদেরকে বিবাহ করা অন্য কারো জন্য জায়িয নেই বরং হারাম । কেননা , উনারা ইহকালে উনার ( হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ) সহধর্মিণী ছিলেন পরকালেও সহধর্মিণী হিসেবে থাকবেন । আর উনারা ক্বিয়ামত পর্যন্ত সকল মু ' মিনগণের সম্মানিত মাতা । "
তবে বাসের কোনো চালক বা সহকারীকে আটক করা হয়নি বলে ম্যাজিট্রেট জানান ।
মোটিফগুলো এবার হবে বেশ মজার । কার্টুন ও ইলাস্ট্রেশনের প্রাধান্যও থাকবে । টি - শার্টে সাধারণত কোনো বোতাম বা কলার থাকে না । সচরাচর এটি হয় গোল গলা । তবে ভি আকৃতি গলা ও খাটো হাতা হতে পারে । যদিও অনেকে খাটো হাতাযুক্ত যেকোনো শার্টকেই টি - শার্ট ভেবে ভুল করেন । পোলো শার্ট বা অন্যান্য কলারযুক্ত শার্ট আসলে টি - শার্ট নয় । এ ধরনের শার্টের হাতা কাঁধের পাশ দিয়ে সামান্য একটু বাড়তি থাকে , খাটো হাতার ক্ষেত্রে কনুই পর্যন্ত হতে পারে । টি - শার্ট সাধারণত সুতি কাপড়ে তৈরি হয় । কিছু ক্ষেত্রে সুতি বা অন্য উপাদান মিশ্রিত সুতা দিয়েও টি - শার্ট তৈরি হয় । ফ্যাশন হাউস নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান বলেন , এবারের টি - শার্টের ট্রেন্ড হলো বডি ফিটিং । থিম - ভিত্তিক কাজ এবার বেশি হবে । বিদেশিরাও এসব টি - শার্ট স্মারক হিসেবে রাখতে পারবেন । টি - শার্টে কালো ছাড়াও অন্যান্য রঙের বৈচিত্র্য থাকবে । তবে এবার বৈচিত্র্য আনার জন্য বাসন্তী , সবুজ , সুরমা , জলপাই , কমলা - এসব রং ব্যবহার করা হবে । রঙের বৈচিত্র্যের কথা বললেন ফ্যাশন হাউস ব্যাং - এর পরিচালক সায়েম হাসানও । তিনি বলেন , টি - শার্টের ছাপাও এবার বেশ বড় আর রংচঙে হবে । ফ্যাশন হাউস রিচম্যানের ডিজাইনার নাইমুল হক খান বলেন , ডিজাইনের ক্ষেত্রে তরুণদের পছন্দকেই প্রাধান্য দেওয়া হয় । ক্যাজুয়াল লুক দিতে টি - শার্টের সঙ্গে জিনসের প্যান্ট বেশ মানায় । হালকা বা সাদা রঙের টি - শার্ট পরলে নীল বা ছাই রঙের জিনস , গ্যাবার্ডিন বা সুতি প্যান্টও পরা যায় । জুতার পাশাপাশি স্যান্ডেলও পরা যায় । বিশেষ করে কলেজ , বিশ্ববিদ্যালয়ে তরুণদের টি - শার্ট জিনসের সঙ্গে মানানসই । আজকাল সামার ব্লেজার - জ্যাকেট বা ক্যাজুয়াল পোশাকেও অনেকে টি - শার্ট পরেন । তবে ফরমাল প্যান্টের সঙ্গে টি - শার্ট ভালো লাগবে না । একই রঙের টি - শার্ট ও প্যান্ট পরলেও ভালো লাগবে না । পোশাক নির্বাচনের ক্ষেত্রে কনট্রাস্ট বা দুটো ভিন্ন হলেই ভালো লাগবে । যেমন টি - শার্ট লাল হলে প্যান্ট কালো ভালো মানাবে ।
@ রেজাউল করিমঃ অসম্ভব সুন্দর বর্ননা । কোথাও ছেদ পড়ে নি । একেবারে নিঃখুত । স্মৃতির পাতা থেকে নেয়া কোন ঘটনার এমন প্রানবন্ত - সরল বর্ননা কোথাও পড়িনি । বহুদিন । অন্তরে অতৃপ্তি রয়ে গেল । পরবর্তী পর্বের জন্য । আপনার জন্য এই গানটি নির্বাচন করলাম ।
মাইনাস এর কারনে এত মন খারাপ করার কিছু নেই . . . আজ মাইনাস দিয়েছে পরবর্তিতে আপনাকে প্লাস দিবে . . . এখানে অভিমান করে চলে যাওয়াটা কোন সমাধান নয়
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের নয়াপাড়া গ্রামে পুলিশ ও গ্রামবাসীর সাথে একদল ডাকাতের দফায় দফায় সংঘর্ষ হয়েছে । সংঘর্ষ চলাকালে এনকাউন্টারে ৩ ডাকাত ও দু ' দফা গণপিটুনীতে ৮ ডাকাত , প্রবাসী এক গ্রামবাসী নিহত হয়েছে । এতে ৫ পুলিশসহ কমপক্ষে অর্ধশত গ্রামবাসী আহত হয়েছে । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান , সোমবার ভোররাতে ১৫ / ২০ জনের একদল সশস্ত্র ডাকাত উখিয়া উপজেলার কোট বাজার এলাকার ৪ প্রবাসীর বাড়িতে ডাকাতি করে ফিরে আসার সময় গ্রামবাসীরা তাদের ধাওয়া করে । গ্রামবাসীর ধাওয়া খেয়ে ডাকাতদল পার্শ্ববর্তী রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের নয়াপাড়া নামক পাহাড়ী গ্রামে আশ্রয় নেয় । এসময় ফজরের নামাজ পড়ে পাড়ার লোকজন মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ডাকাতদের দেখে ফেলে । পরে গ্রামবাসীরা ডাকাত ডাকাত বলে শোর চিৎকার করলে ডাকাতদল গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে । এতেই ডাকাতের গুলিতে জসিম উদ্দিন নামে প্রবাস ফেরত এক যুবক ঘটনাস্থলে নিহত হয় । নিহত জসিম নয়াপাড়া গ্রামের আবুল খায়েরের পুত্র । খবর পেয়ে রামু ও উখিয়া থানা এবং কক্সবাজার টেকনাফ মহাসড়কে দায়িত্বরত হাইওয়ে পুলিশের একদল সদস্য ঘটনাস্থলে আসলে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে । পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাতদলের সাথে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেধে যায় । সংঘর্ষে এনকাউন্টারে পড়ে ৩ ডাকাত নিহত হলে ডাকাতদল পাহাড়ী এলাকার দিকে পালিয়ে যায় । সংঘর্ষ চলাকালে ডাকাতের গুলিতে ৫ পুলিশসহ ওই গ্রামের নারী - পুরুষসহ কমপক্ষে অর্ধশত আহত হয় । আহতদের গুলিবিদ্ধ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল ও আল ফুয়াদ হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনার পরপরই ঘটনাস্থলে উখিয়া ও রামু থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ব্যাপক তল্লাশী অভিযান চালায় । এদিকে সকাল ১০টার দিকে গ্রামবাসীরা পালিয়ে যাওয়া একদল ডাকাতকে ধাওয়া করে পার্শ্ববর্তী মাঙ্গালা পাড়ায় আটক করে ব্যাপক গণপিটুনি দেয় । এতে ঘটনাস্থলেই ৪ ডাকাত নিহত হয় । দুপুর একটার দিকে উক্ত ইউনিয়নের গোয়াালিয়াপালং গ্রামে পাহাড়ের টিলায় লুকিয়ে থাকা আরো ৪ জন ডাকাত গণপিটুনীর শিকার হয় । রামু থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া জানান , গণপিটুনীতে দু ' দফায় ৮জন এবং পুলিশ ডাকাত সংঘর্ষ চলাকালে এনকাউন্টারে পড়ে ৩ জন ডাকাত নিহত হয় । নিহত ডাকাতদের মধ্যে চট্টগ্রামের একজনসহ সকলের আন্তঃজেলা ডাকাতদলের সদস্য বলে জানিয়েছেন তিনি । কক্সবাজারের অতিরিক্তত পুলিশ সুপার উত্তর কুমার জানিয়েছেন , পুলিশ আশপাশের এলাকা থেকে ৬টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র , ৬ রাউন্ড কার্তুজসহ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে । অভিযান এখনো অব্যাহত রয়েছে পুলিশ জানিয়েছে ।
পাহাড়বেষ্টিত , ছায়া সুনিবিড় , অপরূপ প্রাকৃতিক সাজে সজ্জিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুমিড়ার স্থায়ী ক্যাম্পাস । পাঠকমেলার সদস্যদের চঞ্চল পদভারে মুখর হয়ে ওঠেছে এ ক্যাম্পাস । বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলো পাঠকমেলার কমিটি গঠনের মাধ্যমে এ ক্যাম্পাসে পাঠকমেলা যাত্রা শুরু করেছে । কমিটি গঠনের অনুষ্ঠানগুলোয় উপস্থিত ছিলেন পাঠকমেলা চট্টগ্রাম মহানগর পাঠকমেলার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী । অনুস্থানগুলো পরিচালনা করেন ইমতিয়াজ সিদ্দিক , ফারুক হোসেন ও আমির হোসেন । মানবিক অনুষদ পাঠকমেলা সভাপতি মুহাম্মদ কাহার , সহসভাপতি মুহাম্মদ সানাউল্লাহ , সাধারণ সম্পাদক আমির হোসেন , সাংগঠনিক সস্পাদক মুহাম্মদ ইউনুস , তথ্য ও গবেষণা সম্পাদক আতিক হোসেন , প্রচার সম্পাদক মহিদুজ্জামান , দপ্তর সম্পাদক নুরুল আলাম , মানবাধিকার সম্পাদক দেলোয়ার হোসাইন , সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আরিফ মাহাবুব ও বিতর্ক সম্পাদক মুহাম্মদ আরশাদ । বাণিজ্য অনুষদ সভাপতি মুহাম্মদ মঈনুল ইসলাম , সহসভাপতি সাইফুর রহমান , সাধারণ সম্পাক মুরাদ আহাম্মদ সিদ্দিক , যুগ্ম সাধারণ সম্পাদক আরিফিন লাফাত , সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হান্নান , যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এহসান , তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ পারভেজ , প্রচার সম্পাদক ইমরান , দপ্তর সম্পাদক শওকত ওসমান ও মানবাধিকার সম্পাদক ওয়াহেদুল হাসান । আইন অনুষদ সভাপতি মোহাম্মদ ফরহাদ হোসেন , সহসভাপতি ওমর ফারুক , সাধারণ সম্পাদক ফারুক হোসাইন , যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জিসান , সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান , বিতর্ক সম্পাদক এমরান নাইম , সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এমআর সামি , মানবাধিকার সম্পাদক ইকবাল হোসেন , তথ্য ও গবেষণা সম্পাদক মিজবাহ ও ক্রীড়া সম্পাদক ইমরান হোসাইন । সুত্র - Click this link . . .
আমার নাম নাই ! পরানটা ফাইট্টা গেল … হহহহহহমম …
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেশবরেণ্য আলেমে দ্বীন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ১৯৭১ সালের কথিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সংক্রান্ত আবেদনের শুনানি হবে আগামী ১৪ জুলাই । একই দিন তার জামিনের আবেদনও শুনানি অনুষ্ঠিত হবে ।
২ . ফোরামটা যেহেতু সম্পূর্ণ বাংলায় , এর লোগো বা শিরোনামটাও বাংলায় হওয়া উচিৎ ।
অবশেষে ২৬ গ্রামের লক্ষাধিক মানুষের প্রাণের দাবি কচুপাত্রা ডোন নদীর বাধ সফলভাবে নির্মিত হয় । ১৫ হাজার কৃষক পরিবারের জীবন - জীবিকার সম্বল কৃষি জমিতে প্রাণের সঞ্চার হয় । পাঁচ বছরের দুঃসময় কাটিয়ে এবার কৃষক প্রস্তুতি নিয়েছে আমন ধানের জন্য জমি চাষাবাদ করার ।
২য় রমযান - সময়মত ইফতার না করলে কোন গোনাহ্ হবে কি ?
নতুন আপডেট পাওয়ার জন্য আপনি আর . এস . এস ফিড অথবা ইমেইল দিয়ে সাবসক্রাইব করতে পারেন ।
বারইয়াহাট পৌর এলাকায় ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের দুপাশ পরিণত হয়েছে খোলা ডাস্টবিনে । এসব বর্জ্য দীর্ঘদিন পরিষ্কার না করায় দুর্গন্ধ ছড়াচ্ছে আশপাশে । এতে সৌন্দর্য্যও নষ্ট হচ্ছে । অথচ পৌরসভাটিকে রাজধানী ঢাকার বনানী - গুলশানের আদলে একটি অত্যাধুনিক মডেল পৌরসভা গঠন ছিল বর্তমান সংসদ নির্বাচনী প্রতিশ্রুতি ।
লেখক বলেছেন : ১৮৭১ সালে আপনাকে দলে নিছিলাম , তখন তো কিছুই করতে পারেন নাই । আর এখন আসছেন আবার দলে ঢুকতে । আরো বলেন কি একাই একশো । না আপনাকে দলে আর নিবোনা । কমেন্টের জন্য ধন্যবাদ ।
কবিতাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ , খুশি হব যদি কবিতাটিতে আপনি কমেন্ট করেন
২ । বেক আপ জেনারেটর সুবিধা ঃ নাই ।
নাটোর , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : নাটোরে পেট্রোল দিয়ে ট্রাক পুড়িয়ে দেয়ার ঘটনায় আটক ৫ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত । আজ মঙ্গলবার দুপুরে নাটোরের চিফ . . . . বিস্তারিত পড়ুন »
বাংলাদেশের অনেক ' কেন ' প্রশ্নের মত এই ' কেন ' - এর উত্তরও আমার জানা নাই । তবে ঘটনা হচ্ছে সেই সময় এইরকম অনেক ব্রিজই সরিয়ে নেয়া হয়েছিল । সেনাবাহিনী তার ভাঁজ করে রাখা অনেক ব্রিজও মেলে দিয়েছিল । সেইসব ব্রিজ ' ভিআইপি ' ছিল না বলে সেইগুলোর খবর আর কেউ রাখে নাই । আর আগের পোস্টেই বলেছি সে সময় এই ব্রিজটা পানির নিচে তলিয়ে গিয়েছিল । সেখানে এটা কোন কাজে আসছিল না ।
: কি করে আপনি এত ধনী হলেন ? : আমি এক ধনী ব্যবসায়ীর অংশীদার হয়ে কারবার শুরু করি ; তার ছিল টাকা আমার ছিল অভিজ্ঞতা । : তারপর ? : তারপর - - - - এখন আমার হয়েছে টাকা তার হয়েছে অভিজ্ঞতা ।
গাজীপুর , বাংলাদেশনিউজ২৪x৭ . কম গাজীপুরের শ্রীপুরে পুলিশের একজন এএসআইকে গণধোলাইয়ে ঘটনায় বৃহস্পতিবার রাতে আদিবাসী নেতা ডেভিডসহ ১৬ জনকে আসামী করে থানায় মামলা করা হয়েছে । অন্যদিকে , গণধোলাইয়ে আহত পুলিশের এএসআই রেজাউল করিম চিকিৎসা নিচ্ছেন ঢাকা মিডিক্যাল কলেজ হাসপাতালে । পুলিশ আদিবাসী নেতার বাড়িতে মাদক উদ্ধারের অভিযান চালানোর কথা বললেও যাদের বাড়িতে ঘটনা তারা পুলিশের বিরুদ্ধে রাতের অন্ধকারে সাদা পোষাকে গিয়ে টাকা দাবির অভিযোগ তুলছেন । স্থানীয় সুত্র জানায় , জেলার শ্রীপুর উপজেলার কেওয়াচালা গ্রামের খ্রিস্টান পল্লীর উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা আদিবাসী ডেভিড গাবিলের ছেলে শারীরিক প্রতিবন্ধি জন পল সাংমার বাড়িতে সাদা পোষাকে পুলিশ ও কয়েকজন আনসার হানা দেয় বুধবার ( ১ ডিসেম্বর ) রাত সাড়ে ১০টার দিকে । ওই বাড়ির লোকজন জানান , ঘটনার সময় বিদ্যুৎবিহীন অন্ধকারে কয়েকজন লোক জোর করে দরজা ভেঙে তার ঘরে ঢুকে চোলাই মদ দাবি করে । তা দিতে না পারায় তারা নগদ টাকা দাবি করে এবং ঘরের কিছু জিনিসপত্র ভাঙচুর করে । তাতে বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের পাকড়াও করে গণধোলাই দেয় । এ সময় রেজাউল করিম নামে এক ব্যক্তি নিজেকে পুলিশের লোক বলে পরিচয় প্রদান করে । পরে তার পরিচয়পত্র দেখাতে না পারলে আবারও জনতা তার ওপর চড়াও হয় । আহত পুলিশের এস আই রেজাউল করিমকে প্রথমে শ্রীপুর উপজেলা হাসপাতালে নেয়া হয় । পরে গুরুতর অবস্থায় তাকে পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে । ঘটনার সময় রেজাউল করিমের পিস্তল খোয়া যায় । রাতেই একদল পোশাকধারী পুলিশ এসে জন পল ও তার বাবা ডেভিড গাবিলকে পিস্তলটি উদ্ধার করে দিতে বলে । তা দিতে ব্যর্থ হওয়ায় ডেভিড গাবিলকে মারধোর করা হয় । ভোর ৪টার দিকে পুলিশের খোয়া যাওয়া অস্ত্রটি উদ্ধার হয় । এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান ভূঁইয়া জানান , ডেভিড গাবিলের বাড়িতে পুলিশ গিয়েছিল মাদকদ্রব্য উদ্ধার করতে । অসাবধানবশত রেজাউল করিমের অস্ত্রটি হারিয়ে যায় । পরে তার অস্ত্রটি পাওয়া যায় । ওই বাড়িতে চোলাই মদের উৎপাদন , বিক্রি এবং সরবরাহ হওয়ার ব্যাপারে জেনেই পুলিশ হানা দেয় । পুলিশের টাকা চাওয়া ও মদ দাবি করার বিষয়টি সত্য নয় । থানার ওসি ( তদন্ত ) আব্দুল মোতালেব মিয়া জানান , পুলিশের কর্তব্য কাজে বাধা দিয়ে আহত করার ঘটনায় থানায় ১৬ জনকে সনাক্ত এবং অজ্ঞাত আরো লোকজনকে আসামী করে মামলা হয়েছে বৃহস্পতিবার রাতে । তবে কাউকে এখনো গ্রেফতার করা সম্ভব হয় নি । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / প্রতিনিধি / এসএ .
জলপাই খান বলেছেন : ভাই ইংলেজি লিক্তে পারি না । জল্পাই খান এডদা জুমেল ডট কম
বগুড়া , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : বগুড়ার সান্তাহারে ভটভটির সাথে এক ছাত্রলীগ কর্মীর ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় মারপিটের ঘটনা ঘটে । ঘটনার একপর্যায়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দলীয় সংঘর্ষে রূপ নেয় । এ ঘটনায় উভয় . . . . বিস্তারিত পড়ুন »
ব্রাজিলর ২০০০ মারির মানুলেহা ( লোক গননা ) অনুসারে আটিবাইয়া পৌরসভাহানর জনসংখ্যা ইলাতাই ১১১ , ০৫৫ গ । [ ২ ] অতার মা মুনি ৫০ % ( ৫৫ , ১৮৫গ ) বারো জেলা / বেয়াপা ৫০ % ( ৫৫ , ৮৭০গ ) । এরে পৌরসভার মানু ৯৬ , ৭২০গ শহরেদে বারো ১৪ , ৩৩৫গ গাঙেদে থাইতারা । হারি বর্গ কিলোমিটারে ২৩২ , . ২৮গ মানু পরিসি ।
নেত্রকোনা , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : ঢাকার পিলখানা বিডিআর বিদ্রোহে সেনা অফিসার হত্যা মামলার প্রত্যক্ষ ও চার্জশিটভুক্ত পলাতক এক আসামিকে নেত্রকোনায় গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃত আসামি সিপাহী ( ৬১৭৬৩ ) মো . কামরুল হাসান কেন্দুয়া থানার পাঁচহাট গ্রামের আবুল হাশেমের পুত্র । আজ বুধবার দুপুর ১টায় কেন্দুয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে । পরে বিকেল ৪টায় নেত্রকোনা পুলিশ সুপার কার্যালয়ে তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয় । সদর থানার এএসপি সার্কেল মো . আসাদুজ্জামান সাংবাদিকদের জানান , সিপাহী মো . কামরুল হাসান ডিএমপি নিউমার্কেট থানার মামলা নং ৯ ( ৪ ) ০৯ - এর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের চার্জশিটভুক্ত পলাতক আসামি । আজ দুপুর ১টায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নয়াপাড়া ইউনিয়নের পাঁচহাট গ্রামের কোনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে । তার বিরুদ্ধে হত্যা মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে ৩২টি গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / আরআর / ১৭ : ০২ ঘ . )
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ফেনী লিড নিউজ ২০১১ ।
আরটিভি দুপুর ১ - ১০ অনুতপ্ত ( শাবনাজ , নাঈম ) বাংলাভিশন দুপুর ১ - ০৫ মনে রেখো আমায় ( রিয়াজ , পূর্ণিমা ) । জি বাংলা দুপুর ২ - ৩০ হাঁদা ভোঁদা ( মিঠুন , অরিত্র ) । সন্ধ্যা ৭ - ৩০ জি বাংলা গৌরব সম্মান ২০১১ । ডিডি বাংলা বিকেল ৪ - ৩০ . . . বিস্তারিত »
গত ফেব্রুয়ারি মাসে গণঅভ্যুত্থানের পর থেকে এ নিয়ে চারবার গ্যাস পাইপলাইনের ওপর হামলা হলো । গত এপ্রিলে হামলার পর এ পাইপলাইনের নিরাপত্তা জোরদার করেছিল মিশর সরকার ।
মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তছিরুল আলম মালিক জানান , থানায় মামলা না নেওয়ায় আদালতে মামলা করা হয়েছে । এ ব্যাপারে আমাদের প থেকে বাদীনীকে সবধরণের আইনী সহায়তা দেওয়া হবে । উলেখ্য , গত মঙ্গলবার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ভোট চলাকালে ২ নং ওয়ার্ডের সাধারন সদস্য প্রার্থী নজরুল ইসলাম নজুকে প্রতিপরা পিটিয়ে হত্যা করে । এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে গড়িমসি করে । পরে পুলিশ হত্যা মামলা না নিয়ে অপমৃত্যু মামলা রেকর্ড করে । বিষয়টি নিয়ে ফুসে ওঠে গ্রামবাসী । পরদিন বুধবার নিহতের লাশ দাফন শেষে গ্রামবাসী সংগঠিত হয়ে উপস্থিত পুলিশ সদস্যদের উপর হামলা করে এবং পুলিশের গাড়ী ভাংচুর করে । এ ঘটনায় তিন পুলিশসহ ১৫ জন আহত হয় ।
সায়্যিদৃনা আবু সাঈদ খুদরী রাদিআল্লাহু আনহু থকে বর্ণিত , মক্কি মাদানী সুলতান , রহমতে আলামিয়ান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ও আলিহি ওয়া সাল্লাম এর রহমত রূপী ফরমান হচ্ছে , " যখন রমযান মাসের প্রথম রাত আসে তখন আসমানগুলো ও জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় । আর সেগুলো সর্বশেষ রাত পর্যন্ত বন্ধ হয় না । যে কোন বান্দা এই রবকতময় মাসের যে কোন রাতে নামাজ পড়ে , তবে আল্লাহ আয - যাওযাল তার প্রতিটি সিজদার পরিবর্তে ( অর্থাৎ বিনিয়ম সরূপ ) তার জন্য পনের শত নেকী লিপিবদ্ধ করেন । আর তার জন্য জান্নাতে লাল পদ্মরাগের মহল তৈরী করেন , যার ষাট হাজার দরজা থাকবে , প্রতিটি দরজার কপাট স্বর্ণের তৈরী হবে , যাতে লাল বর্ণের পদ্মরাগ খচিত থাকবে । সুতরাং যে কেউ রমযানের প্রথম রোযা রাখে তার জন্য আল্লাহ আয - যাওযাল এর সত্তর হাজার ফিরিস্তা মাগফিরাতের দু ' আ করতে থাকে । রাত ও দিনে যখ্নই সে সাজদা করে তার ওই প্রতিটি সাজদার পরিবর্তে ( অর্থাৎ বিনিময়ে ) তাকে ( জান্নাতে ) একেকটা এমন গাছ দান করা হবে , সেটার ছায়া অতিক্রম করতে অশ্বারোহীকে পাঁচশ ' বছর দৌঁড়াতে হবে । " ( মু ' আবুল ঈমান , খন্ড - ৩য় , পৃ - ৩১৪ , হাদীস নং - ৩৬৩৫ )
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির প্রশাসন ফরাসি সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে । সোমবার প্রকাশিত গাদ্দাফির ছেলে সাইফ আল - গাদ্দাফির এক সাক্ষাৎকারে এ তথ্য জানা গেছে । বাংলানিউজ
তোমার অন্যমনস্ক চোখে আমি লাল সংকেত পাঠিয়েছি চাহনি দুলেছিল সাগরবেলাতে দাঁড়ানো বাতিঘরে
পোস্ট করা হয়েছে : শুক্র জুলাই ০৯ , ২০১০ ১২ : ২৬ পূর্বাহ্ন
আমারে তুমি ভালবাসো জেনেই তোমায় ডাকি , এ জনমে আমি ( তোমায় ) দিলেম শুধু ফাকি ; মিছামিছি খেলার ছলে আপনারে ডুবাই জলে Keep reading →
ঢাকা সিটি করপোরেশনের ৪৩ নাম্বার ওয়ার্ডে অবস্থিত বায়তুল আমান হাউজিং সোসাইটির প্রধান সড়কটির দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা । সড়কটির জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে । কর্তৃপক্ষের অবহেলার কারণে সড়কটির কোনো উন্নয়ন কাজ হচ্ছে না । তাছাড়া সড়কের ম্যানহোলগুলো ঢাকনাবিহীন থাকায় ড্রেনের পানি উপচিয়ে রাস্তায় গড়াচ্ছে । ফলে পথচারীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে ।
তৃতীয় পর্ব : রাজাকারদের কার্যক্রমের দলিল ( আগস্ট ১৯৭১ থেকে ডিসেম্বর ১৯৭১ ) ।
দীর্ঘদিন অসুস্থতার মধ্য দিয়ে দিন পার করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান । মাসখানেক আগে তার চাচা মৃত্যুবরণ করেন । এ সময় তিনি খাটিয়া উঠাতে গিয়ে কোমরে প্রচ - চোট পান । ঘটনার প্রথম সপ্তাহে কোমর ব্যথা এতই তীব্র ছিল যে টানা এক সপ্তাহ স্থানীয় একটি বেসরকারি হাসাপাতালে কাটাতে হয়েছে । এরপর থেকে তাহসান স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না । মাঝে কিছুটা সেরে উঠছিলেন । এ সময় তিনি ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ' টু বি কনটিনিউট ' ছবির শুটিং শুরু করেন । ফলে আবারো অসুস্থ হয়ে পড়েন তাহসান । বর্তমানে বাসায় চিকিৎসাধীন আছেন । ডাক্তারের পরামর্শে তিনি আরো এক মাস সব ধরনের কাজ - কর্ম থেকে বিরত নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।
রুনার স্বামী জামিল বর্তমানে বেকার । গত ৩ জুন রুনাসহ গণভবনে যান প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে । তার চাকরির জন্য কাগজপত্র পিএসের কাছে জমা দেয়া হয় । গণভবন থেকে দ্রুত চাকরির ব্যবস্থার নির্দেশ দেয়া হয়েছে বলে জামিল জানান । প্রিন্টিং লাইনে বেশ পারদর্শী জামাল চাকরি হওয়ার ব্যাপারে প্রচণ্ড আশাবাদী ।
মানলাম মেয়েরা সময় কাটানর জন্য চ্যাট করে কিন্তু ছেলেরা যে ভাব জমানর চেষ্টা করে , ওটা কি ? নিছক সময় কাটানো নয় কি ? ; D ; D
শস্য উদ্বৃত্ত অঞ্চল শেরপুর জেলায় চাষিদের কাছে শসার আবাদ এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে । অনেক চাষি বোরো ধানের চাষ বাদ দিয়ে শসার আবাদ শুরু করেছেন । তাদের মতে , বোরো ধানের চাষ থেকে শসার আবাদ অধিক লাভজনক । শেরপুর থেকে এখন প্রতিদিন ৫০ …
গত বছর গফর গাঁও থেকে চাচার ছাগল হারানো গেছে । চাচা খবর পেয়েছেন , তার ছাগলটা নাকি হাঁটতে হাঁটতে ঢাকার দিকে গেছে , খবরটা পাশের গ্রামের গফু শেখ - ই দিলেন । চাচা ঢাকায় এসে ঘুরতে ঘুরতে প্রেস ক্লাবের সামনে হাঁটছিলেন । এমন সময় এক সাথে ৮টি ছাগল ঢাকার রাস্তায় একসাথে দাঁড়িয়ে আছে দেখে খানিকটা কৌতূহলী হলেন ।
বিদ্যালয় না থাকায় এসব গ্রাম যুগ যুগ থেকে উন্নয়ন বঞ্চিত অবস্থায় রয়েছে । পড়ালেখার সুযোগ না থাকায় এসব গ্রামের মানুষের ভাগ্যও বদলাচ্ছে না ।
হযরত মুয়াজ ! মাত্র আঠার বছরেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন । বয়সে যুবক । সাহসে বলীয়ান । তেজদীপ্ত ! হযরত মুয়াজের পিতা জাবাল ইবন আমর । মাতা হিন্দা বিনতু সাহল আল - জুহাইনিয়্যা । বদরী সাহাবী হযরত আবদুল্লাহ . . . Read more »
নিয়মঃ প্রতি রকাতে সূরা ফাতিহা পর ৫০ বার সূরা এখলাছ শরীফ ।
আল্লাহ্ পবীত্র কোরানে ইরশাদ করেছেনঃ ' আক্বিমিচ্ছালাতা লিযিকরী ' । অর্থাৎ আমার স্মরণের জন্য সালাত প্রতিষ্ঠা কর । এ নির্দেশ থেকে খুব সহজেই বুঝা যায় যে , সালাতে অন্তরের উপস্থিতি প্রধান উদ্দেশ্য ও শর্ত । কারন গাফিল বা উদাসীন থাকা স্মরণের বিপরীত । অতএব যে সালাতে উদাসীন থাকে , সে আল্লাহর স্মরণের জন্য সালাত প্রতিষ্ঠাকারী হতে পারেনা । হাদীসে বর্নিত আছে যে , রাসুল সা . বলেছেন - ' মানুষ তার সালাতের ঠিক ততটুকু অংশই পাবে , যতটুকু সে বুঝে । ' ( এহইয়া - ১ পৃ - ২২১ ) । সুতরাং চিন্তা করে দেখা প্রয়োজন সালাতের প্রতিটি উচ্চারিত বাক্য বুঝে পড়া কতটুকু জরুরী । সালাত হলো ঈমানের আত্মিক ও দৈহিক নমুনা । মনোদৈহিক ইবাদত । ঈমানের আকৃতিগত মহড়া । সালাত ব্যতীত ঈমান কাল্পনিক বিষয় মাত্র । সালাত মুমীন ও কাফিরের মধ্যে পার্থক্যকারী , ঈমানের দলীল , সর্বশ্রেষ্ঠ ইবাদত । কারন আল্লাহ্ বলেছেন , ' নিশ্চয় সালাত মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে ' , কাজেই মুমিন অবশ্যই সালাত আদায় করবে । আবার সালাত মুনাফিকের পরিচয়দানকারীও বটে । তারা সালাতে দাড়ায় অলসভাবে । কাজেই ইসলামের এই অতীব গুরুত্বপূর্ণ ইবাদত অত্যন্ত সতর্কতার সাথে আদায় করতে হয় । মূলতঃ যার সালাত যত সুন্দর বা কামিল তার ঈমানও ততই কামিল । ফরজ সালাত পাঁচ ওয়াক্ত । অর্থাৎ দিনে রাতে মিলিয়ে পাচঁবার নির্দিষ্ট সময়ে সালাত আদায় প্রত্যেক মুমিনের উপর আবশ্যিক করা হয়েছে । শুভ্র প্রভাত ( সুবেহ্ সাদিক ) থেকে সুর্যোদয়ের পূর্ব পর্যন্ত ফজর , দ্বিপ্রহরের পর যোহর , অপরাহ্নে আসর , সূর্যাস্তের পর সন্ধ্যায় মগরিব এবং অন্ধকার সমাচ্ছন্ন হওয়ার পর ইশা ' র সময় । আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন ' তোমরা মাতাল অবস্থায় সালাতের নিকটবর্তী হয়োনা , যে পর্যন্ত যা বল - তা না বুঝ । ' এটা শরাব হারাম হওয়ার পূর্বে নাযিলকৃত আয়াত । এখানে সালাতের পাঠকৃত শব্দাবলী বুঝার অবস্থাকেই সালাত আদায়ের পূর্বশর্ত ঘোষনা করা হয়েছে । কাজেই সালাতে পাঠকৃত সকল শব্দাবলীর অর্থ বুঝে নেয়া অত্যন্ত জরুরী । সুতরাং তোমার জন্য অত্যন্ত আবশ্যিক যেতুমি যদি আরবী না জান তবে অন্তত সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত যা পাঠ করতে হয় সেগুলো প্রতিটি শব্দের অর্থ মুখস্ত করে নিবে , - এক্ষেত্রে কোন প্রকার ওজরই গ্রহনীয় নয় । তা মাসআলার আবরণেই হোক বা জাগতিক কারণের চাদরেই হোক - কিছুতেই বিভ্রান্ত হয়ো না । কিছু অধিকাংশ আলিম তোমাকে বলতে পারে বিশুদ্ধ উচ্চারণ জানা জরুরী কিন্তু অর্থ না জানলেও সালাত হয়ে যাবে - তাদের এ কথায় প্রবঞ্চিত হয়ে আল্লাহর বাণীকে উপেক্ষা করোনা ।
চে গুয়েভারা ২ বলেছেন : আগে তো আপ্নের জানতে হবে বেদের লেখকেরা আহালে কিতাব কি না । তাই না । ।
ব্যংগ রিভিউ পরার পর থেকে নিজেকে কেমন বোকা বোকা মনে হইতেসে ।
বৃহস্পতিবার ( ১৪ জুলাই ) গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদে পুন : নির্বাচন অনুষ্টিত হবে । এতে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশীষ কুমার সাহা ও মো . খলিলুর রহমান অংশ নিবেন ।
৩৫ ) দুঃখে গায়ে কাপড় নাই , মাইনসে কয় ফকিরি পাইছি ।
ব্যক্তি : দুইশো টাকায় তো এক জোড়া জুতোই পাওয়া যায় ।
ভাষা ' ই আমারে ভাসিয়ে এনেছে এতোদূর ভাষা ' ই আমারে নিয়ে যাবে তাহার নিকটে . . .
লেখক বলেছেন : আবদুল্লাহ আল মনসুর বলেছেন : রাহিদুল সামান্না রকি বলেছেন : আমার ছবি কই ? ? এখনই লাগান । লেখক বলেছেন : দিতাসি . . . . . . . . . . . মামু , এই রকি কিন্তুক আড্ডায় আসে নাই । আগেও কোন আড্ডায় আসে নাই । গত বছর ২ অক্টোবরের আড্ডা হওয়ার পর থেইক্কা আমার পিছে ফেবিকলের মতন লাইগ্গা রইছে , অয় নাকি আমার থেকে ১০০ টেকা পায় ( মানে আড্ডায় ১০০ টেকা দেওয়ার পরও খাবার পায় নাই , অথচ আড্ডায় আসেই নাই ) । এই শ্লোগান নিয়া পুষ্টও দিছে কয়েকবার , প্রতিবারই গন ধোলাইর স্বীকার তথা ব্যাপক মাইনাচ খেয়েছে । . . . . . . . . . . . . কি রকি ? কিমুন হৈলো ? ফাঁস কৈরা দিলাম সবকিছু । )
জেলখানাতে সাকার ভেতর ডিম ঢুকেছে ঐ , সাকা তোমার জন্য আরো ডিম খুজে পাই কই ?
ঢাকা , ১২ জুলাই : হরতালে মারধর করে হত্যাচেষ্টার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী , স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আইজিপিসহ পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা খারিজ করে দিয়েছেন আদালত ।
যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে লস অ্যাঞ্জেলেসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 24 ফেব্রুয়ারী 2011
এছাড়া ইন্টারনেটে অনলাইনে বর্তমানে তিনটি দারুল উলূম পরিচালিত হচ্ছে । আই আই ই অনলাইন ( iieonline . org ) , দারুল উলূম ( www . darululum . org ) ও শারিয়া প্রোগ্রাম ( ShariahProgram . ca ) । এসব সাইট থেকে ঘরে বসে অনলাইনে দেওবন্দী দারুল উলূমের শিক্ষা নেয়া যাবে ।
সাকার জন্য গালিতে ভাসুক বিশ্ব , ভব্যতা আজ হোক না একটু নিঃস্ব ।
উল্লেখ্য , গত ২৫ জুন ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মমিন , নয়ন ও আফসারসহ ৭ / ৮জন যুবক ওই কলেজ ছাত্রীকে গন ধর্ষন করে । এ ঘটনায় ধর্ষিতা কলেজ ছাত্রীর পিতা বাদী হয়ে ভোলা থানায় উল্লেখিত ৩জন সহ অজ্ঞাত আরো ৭ / ৮জনের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা করে ।
ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুলসংলগ্ন বড়কামতা এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছে । আহত হয়েছে ৪০ জন । আহত লোকজনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর । বিকেলে এই দুর্ঘটনা ঘটে । আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , স্থানীয় প্রাইভেট ক্লিনিক , কুমিল্লা জেনারেল হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । আজ মঙ্গলবার বিকেল পৌনে চারটায় এ দুর্ঘটনা ঘটে । রাত সোয়া আটটায় এ প্রতিবেদন লেখার সময় দুর্ঘটনায় নিহত ছয়জনের পরিচয় পাওয়া গেছে । তাঁরা হলেন কুমিল্লার চান্দিনার শ্রীমন্তপুর গ্রামের মোটরসাইকেল আরোহী সিদ্দিকুর রহমান ( ৩৫ ) , বিলাস বাসের চালক চাঁদপুরের কচুয়া উপজেলার নলুয়া গ্রামের লোকমান হোসেন ভূঁইয়া ( ৪৫ ) , একই বাসের হেলপার চাঁদপুরের শাহরাস্তির রমজান আলী ( ২৩ ) , শাহরাস্তির সম্রাট ( ৩৮ ) , চাঁদপুর সদরের রফিক ( ২৫ ) , নোয়াখালীর সুধারামের দেবীপুর গ্রামের বাসিন্দা ও পপুলার ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি পলাশ ( ৩০ ) । বাকি পাঁচজনের পরিচয় পাওয়া যায়নি । চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো . নুরুল আফছার ভূঁইয়া জানান , আজ বিকেল পৌনে চারটায় ওই স্থানে চাঁদপুর থেকে ঢাকাগামী বিলাস সুপার পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা আলবারাকা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় । আলবারাকা পরিবহনের বাসটি ঢাকা থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জে যাচ্ছিল । এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয় । পরে চান্দিনার প্রাইভেট মেডিকেল সেন্টারে একজন , কুুমিল্লা নেওয়ার পথে দুজন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চারজন মারা যায় । দুর্ঘটনার কারণ সম্পর্কে ওসি মো . নুরুল আফছার ভূঁইয়া বলেন , মহাসড়কের উত্তর পাশের বড়কামতা এলাকা থেকে একটি মোটরসাইকেল মহাসড়কে উঠছিল । ওই সময় মোটরসাইকেলটিকে বাঁচাতে গিয়ে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং মহাসড়কের পাশে পড়ে যায় । এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মো . ছামছুল আলম বলেন , উভয় বাসের যাত্রীরাই মারাত্মক জখম হয়েছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ।
উকুনে - বুড়ি বললে , ' আমার মাথা থেকে তার পাতে উকুন পড়েছিল । '
লেখক বলেছেন : রুমাল দিলে ঝগড়া হয় , তাই না রুমালি ? ধন্যবাদ ।
একটা দানব ছিল , তার নাম ছিল ফিঙে । সে দেড়াশো হাত লম্বা শালগাছের ছড়ি হাতে নিযে বেড়াত । আর একটা দানব ছিল , তার নাম কুঁকড়ো । সে ঘুঁষো মেরে লোহার মুগুর থেঁতলা করে দিত ।
ঢাকা , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : ১৫ জুলাই দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ১৪তম বর্ষপূর্তি । ১৫ বছরে পদার্পন উপলক্ষে দুই দিনব্যাপি বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেলটি । ১৪ এবং ১৫ জুলাই প্রচার হবে বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠানমালা । বিশেষ এই আয়োজনে রয়েছে নাটক , টেলিফিল্ম , পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি , ম্যাগাজিন অনুষ্ঠান , ছোটদের অনুষ্ঠান , সঙ্গীতানুষ্ঠান , টক শো , লাইভ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন । ১৪ জুলাই সকাল ৯টা ১৫ মিনিটে ছোটদের অনুষ্ঠান নাচি তা ধিন ধিন দিয়ে শুরু হবে বর্ষপূর্তির বিশেষ আয়োজন । বেলা ১১টা ৪৫ মিনিটে রয়েছে পূর্ণদের্ঘ্য বাংলা ছায়াছবি জীবন সংসার । জাকির হোসেন রাজু পরিচালিত এ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সালমান শাহ , শাবনূর , ফারুক এবং ববিতা । হাসান আহমেদ চৌধুরী কিরনের পরিচালনায় বিশেষ টক শো প্রচার হবে বিকাল ৪টা ১০ মিনিটে । সঙ্গীতানুষ্ঠান গানে আনন্দে জন্মদিন প্রচার হবে বিকাল সাড়ে ৫টায় । বিশেষ নাটক একটি রিপোর্ট ও বেঁচে উঠার গল্প প্রচার হবে রাত ৮টায় । পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শহীদুজ্জামান সেলিম । অভিনয়ে রয়েছেন রিচি , সোলায়মান , রোজি সিদ্দিক , অপি করিম , শ্যামল এবং শহীদুজ্জামান সেলিম । সানজিদা হানিফ পরিচালিত ম্যাগাজিন অনুষ্ঠান পাঁচফোড়ন প্রচার হবে রাত ৯টা ১০ মিনিটে । এটিএন বাংলা পরিবারের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচার হবে রাত ১০টা ৪৫ মিনিটে । বসুন্ধরা সিটিস্থ এটিএন বাংলার স্টুডিও থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে । নাচ , গান , হাস্যোরস এবং স্কিড দিয়ে সাজানো হবে অনুষ্ঠানটি । ১৫ জুলাই সকাল সাড়ে ১০টা থেকে এটিএন বাংলার স্টুডিও থেকে সরাসরি সমপ্রচারিত হবে কেক কাটা এবং অতিথিদের শুভেচ্ছা বিনিময় । বিশেষ বায়োগ্রাফিকাল অনুষ্ঠান আমি তোমাদেরই লোক প্রচার হবে দুপুর ৩টা ২০ মিনিটে । এটিএন বাংলার বিভিন্ন রিয়েলিটি শোর তারকাদের নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠান এটিএন ষ্টার শো প্রচার হবে বিকাল ৫টা ৪০ মিনিটে । অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শম্পা মাহমুদ । টেলিফিল্ম শীলবাড়ি প্রচার হবে রাত ৮টায় । বৃন্দাবন দাস রচিত এবং সালাউদ্দিন লাভলু পরিচালিত এ টেলিফিল্মে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান , চঞ্চল চৌধুরী , নাদিয়া , নূপুর , শামীম জামান , শিরিন আলম , বৃন্দাবন দাস এবং খুশী । নাটক অপুর একদিন প্রচার হবে রাত ১১টায় । প্রসুন রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ । নাটকটিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ , নাঈম , মোনালিসা , মহিউদ্দিন বাহার , নাজমুল হুদা বাচ্চু প্রমুখ । ( শীর্ষ নিউজ ডটকম / এমএইচ / এম / ২২ . ১০ ঘ . )
ধন্যবাদ পড়ার জন্য হালার বানান আমার পিছন ছাড়ে না দেখতাছি
শুভ্র - শাদা বিকেল শেষে সন্ধা আকাশ লাল লালের শেষে আঁধার হলো জাগল বাঁকা খাল খাল কি ঈদের চাঁদ চাঁদ যদি হয় জাগবো সারা রাত
সিলেট বিভাগের ১৬ পৌরসভায় মেয়র পদে ৯৩ জন , সংরক্ষিত আসনে ৬শ ' ৪৩ এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে এক হাজার ১শ ' ৮৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান ভারপ্রাপ্ত উপ নির্বাচন কমিশনার শামসুল আলম ।
এই সিরিজের ২৯টা লেখা আছে । মনে নেই ইতিপূর্বে এখানে কোনটা প্রকাশ করেছিলাম ।
আমরা সব নাগরিকগো পক্ষ থাইক্কা এবারের একুশের মেলায় এমন একখান বলৎকার ( থ্রী ইডিয়টস্ রোগে পাইছে ) থুক্কু চমৎকার প্রচ্ছদের বই বাহির অইতাছে , সত্যিই আমার খুব খুশী লাগতাছ । খোদার কসম কইতাছি , ঐ বইতে আমার কোন গল্প নাই । কারন , আমি পাডাইয়ো নাই ।
প্রজন্ম ফোরাম » রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট » নিজামী , মুজাহিদ ও সাঈদী প্রত্যেকে ১৬ দিনের রিমান্ডে ! !
এটা তো ভাই সংগা কইলেন তারপরেও রোজা রাইখা যদি রোজা রাখার মত না চলি তাহলে সেটা হালকা হয়ে যায় । পংখী ভাইয়া ঠিক বলেছেন কিন্তু চোরের যেমন চুরি ছাড়তে সময় লাগে তেমন হইছে আমার অবস্থা তবে চেষ্টা করলে পারা যাবে না যে এমন নয় । দোয়া করবেন সবাই
paypalbd . com নামে একটি ওয়েবসাইট আছে এটির মাধ্যমে বাংলাদেশে টাকা আনা সহজ এখন আমার প্রশ্ন এটি কি আসল না ভুয়া সাইট দয়া করে কি কউ বলবেন । আর এটি যদি ভুয়া হয় তাহলে অনেক মানুষ প্রতারিত . . .
আসলে ইসলাম ধর্মের সবচেয়ে বড় যে ক্ষতি সেটা হলো , ব্যক্তি অধিকার , ব্যক্তি স্বাতন্ত্র , এবং সহনশীলতা এই তিনটাকে পুরোপুরি ধ্বংস করে দেয় । তাই মুসলিমদের কাছে এই তিনটা আশা করা কঠিন । আমার খুবই দূর্ভাগ্য যে আমি মুসলমান পরিবারে জন্ম নিয়েছি তাই আমার মধ্যেও এই তিনটা নাই । এবং আমার চারপাশে কারো মধ্যে দেখিনি ।
মাইক মুগ্ধ হয়ে শুনছিলো । তাকে দেখে বোঝাই যাচ্ছিলো বাবার লোক ঠকানোর প্রবণতাটা তার মধ্যেও ভালোভাবেই আছে । সে খুব আগ্রহ নিয়ে বাবাকে জিজ্ঞেস করলো , " কিভাবে বাবা , কিভাবে ? "
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী মিয়ানমার থেকে বাংলাদেশ মাছ , কাঠ , আদা , সুপারি , মাসকলাই , আচার , শুকনা বরই , তেতুল , শিমের বিচি , ডাল , ছোলা , মসলা , শুঁটকি মাছ , বাঁশ , বেত , ওম পাতা , চাল , সেনেকা মাটি , রাবার ও প্লাস্টিকের স্যান্ডেল আমদানি করার কথা রয়েছে ।
আগুৱা ব্রাঙ্কা | আনাডিয়া | ইউনিয়াউ ডোস পালমারেস | ইগাসি | ইগ্রেজা নোভা | ইনহাপি | ইবাটেগুৱারা | এসট্রেলা ডে আলাগৱাস | ওলহো ডি ' আগুৱা গ্রান্ডে | ওলহো ডি ' আগুৱা ডাস ফ্লোরেস | ওলহো ডি ' আগুৱা ডো কাসাডো | ওলিভেন্সা | করাইবাস | কহা প্রেটা | কাজুয়েইরো | কানাপি | কার্নেইরোস | কাসিমবিনহাস | কুয়েব্রাঙ্গুলো | কোইটে ডো নোইয়া | কোকুয়েইরো সেকো | কোরুরিপে | কোলোনিয়া লেওপোলডিনা | গিরাউ ডো পোন্সিয়ানো | জাকারে ডোস হোমেনস | জাকুইপে | জাপারাটিঙ্গা | জারামাটাইয়া | জুনকুয়েইরো | জুনডিয়া | জোআকুইম গোমেস | টাকুৱারানা | টানকুয়ে ডি ' আর্কা | টেওটোনিও ভিলয়েলা | ট্রাইপু | ডেলমিরো গঔভেইয়া | ডোইস রিয়াকহোস | নোভো লিনো | পয়াও ডে আকউকার্ | পর্টো কালভো | পর্টো ডে পেড্রাস | পর্টো রেআল ডো কোলেগিও | পাউলো জাসিনটো | পারিকোনহা | পারিপুয়েইরা | পালমেইরা ডোস ইনডিওস | পাসসো ডে কামারাগিবে | পিআকাবুকু | পিনডোবা | পিলার্ | পেনেডো | পোকো ডাস ট্রিনকহেইরাস | ফেইরা গ্রান্ডে | ফেলিজ ডেসেরটো | ফ্লেক্সেইরাস | বাটালহা | বার্রা ডে সাও মিগুৱেল | বার্রা ডে সান্টো আন্টোনিও | বেলেম | বেলো মোন্টে | বোকা ডা মাটা | ব্রানকুইনহা | মাজোর্ ইসিডোরো | মাটা গ্রান্ডে | মাট্রিজ ডে কামারাগিবে | মারাগোগি | মারিবোনডো | মারেচাল ডেওডোরো | মার্ ভের্মেলহো | মাসেইও | মিনাডোর্ ডো নেগ্রাও | মুরিসি | মেসসইয়াস | মোনটেইরোপোলিস | রিও লার্গো | রোটেইরো | লাগোয়া ডা কানোয়া | লিমোয়েইরো ডে আনাডিয়া | সাও জোসে ডা টাপেরা | সাও জোসে ডা লাজে | সাও ব্রাস | সাও মিগুৱেল ডোস কাম্পোস | সাও মিগুৱেল ডোস মিলাগ্রেস | সাও লুইস ডো কুইটুন্ডে | সাটুবা | সান্টা লুজিয়া ডো নোর্টে | সান্টানা ডো ইপানেমা | সান্টানা ডো মুন্ডাউ | সেনাডোর্ রুই পালমেইরা | ৱারাপিরাকা
ফায়ার সার্ভিস অফিস / ষ্টেশন ফোন নম্বর মোবাইল নম্বর জামালপু . . .
আমাদের দেশের কথা শুনিয়াছি , সর্পঘাতে মরা লোকগুলিকে তিন দিন পরে ওঝা আসিয়া মন্ত্র পড়িয়া বাঁচাইয়া দিতে পারে । সত্য মিথ্যা শপথ করিতে পারি না ।
আসলে ভাই , বিশ্বাসযোগ্যতা ও কথা - কাজে মিল থাকলে তার কথা সবাই বিশ্বাস করে । আর যে বার বার মুখে বলে এক আর কাজে করে আরেক তাকে আর কে বিশ্বাস করবে ?
জগমোহন বলিলেন , বিলক্ষণ ! এদের ফেলিয়া যাই কী করিয়া ?
বৃত্তের বাইরে বলেছেন : চেকটাই ছিল ১০ লাখ ৩৭ হাজার ২৫০ টাকার । ঐ যে শুনেন নাই , ভন্ড বাবা ঝাড়ফুকের জন্য টাকা নেয় ১০১ টাকা সোয়া পাঁচ আনা ।
বাঁধটি রক্ষা করা না গেলে স্মরণ কালের ভয়াবহ বিপদ দেখা দেবে । তিস্তার পানি সামনের মানাস নদীতে একাকার হয়ে যাবে । পানি এসে ঠেকবে রংপুর শহর রক্ষা বাঁধে । এতে গঙ্গাচড়া , লক্ষিটারী , মর্নেয়া , মানদরাই , রাজবল্লভ , রমাকান্ত , ছালাপাকসহ কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়বে । তলিয়ে যাবে কয়েক হাজার হেক্টর আমন বীজতলা , উঠতি পাট , শাক সবজির আবাদ । হুমকির মুখে পড়বে রংপুর শহর রক্ষা বাঁধ ।
তবে তুরস্কের বেসরকারি ত্রাণ সংস্থা হিউম্যানিট্রিয়ান রিলিফ ফাউন্ডেশন তাদের মাভি মারমারা জাহাজ ওই বহরে অংশ নেবে না বলে জানিয়েছে । গতবছর এই মাভি মারমারা গাজায় প্রবেশের চেষ্টা করলে তাতে হামলা চালায় ইসরাইলি বাহিনী । এতে অন্তত নয় ফিলিস্তিন সমর্থক নিহত হন ।
. . . ০১ . পূর্ব আষাঢ়ে দক্ষিণা বয় , সেই বৎসর বন্যা হয় । ০২ . মঙ্গলে ঊষা বুধে পা , যথা ইচ্ছা তথা যা । ০৩ . পাঁচ রবি মাসে পায় , ঝরা কিংবা খরায় যায় । ০৪ . বামুন বাদল বান , দক্ষিণা পেলেই মান । ০৫ . বেঙ ডাকে ঘন ঘন , শীঘ্র হবে বৃষ্টি জান । ০৬ . আউশ ধানের চাষ , লাগে তিন মাস । ০৭ . খনা বলে শুন কৃষকগণ হাল লয়ে মাঠে বেরুবে যখন শুভ দেখে করবে যাত্রা না শুনে কানে অশুভ বার্তা । ক্ষেতে গিয়ে কর দিক নিরূপণ , পূর্ব দিক হতে হাল চালন নাহিক সংশয় হবে ফলন । ০৮ . যদি বর্ষে ফাল্গুনে চিনা কাউন দ্বিগুণে । ০৯ . যদি হয় চৈতে বৃষ্টি তবে হবে ধানের সৃষ্টি । ১০ . চালায় চালায় কুমুড় পাতা , লক্ষ্মী বলেন আছি তথা । ১১ . আখ , আদা , পুঁই , এই তিনে চৈতি রুই । ১২ . চৈত্রে দিয়া মাটি , বৈশাখে কর পরিপাটি । ১৩ . দাতার নারিকেল , বখিলের বাঁশ , কমে না বাড়ে বারো মাস । ১৪ . সোমে ও বুধে না দিও হাত , ধার করিয়া খাইও ভাত । ১৫ . ভরা হতে শুন্য ভাল যদি ভরতে যায় , আগে হতে পিছে ভাল যদি ডাকে মায় । মরা হতে তাজা ভাল যদি মরতে যায় , বাঁয়ে হতে ডাইনে ভাল যদি ফিরে চায় । বাঁধা হতে খোলা ভাল মাথা তুলে চায় , হাসা হতে কাঁদা ভাল যদি কাঁদে বাঁয় । ১৬ . জৈষ্ঠতে তারা ফুটে , তবে জানবে বর্ষা বটে । ১৭ . কি করো শ্বশুর লেখা জোখা , মেঘেই বুঝবে জলের রেখা । কোদাল কুড়ুলে মেঘের গাঁ , মধ্যে মধ্যে দিচ্ছে বা । কৃষককে বলোগে বাঁধতে আল , আজ না হয় হবে কাল । ১৮ . বাঁশের ধারে হলুদ দিলে , খনা বলে দ্বিগুণ বাড়ে । ১৯ . গাই পালে মেয়ে দুধ পড়ে বেয়ে । ২০ . শুনরে বাপু চাষার বেটা , মাটির মধ্যে বেলে যেটা । তাতে যদি বুনিস পটল , তাতে তোর আশার সফল । ২১ . যদি বর্ষে মাঘের শেষ , ধন্য রাজার পূণ্য দেশ । ২২ . মাঘ মাসে বর্ষে দেবা , রাজ্য ছেড়ে প্রজার সেবা । ২৩ . চৈতের কুয়া আমের ক্ষয় , তাল তেঁতুলের কিবা হয় । ২৪ . আমে ধান , তেঁতুলে বান । ২৫ . সাত হাতে , তিন বিঘাতে কলা লাগাবে মায়ে পুতে । কলা লাগিয়ে না কাটবে পাত , তাতেই কাপড় তাতেই ভাত । ২৬ . ডাক ছেড়ে বলে রাবণ , কলা রোবে আষাঢ় শ্রাবণ । ২৭ . কি কর শ্বশুর মিছে খেটে , ফাল্গুনে এঁটে পোত কেটে । বেড়ে যাবে ঝাড়কি ঝাড় , কলা বইতে ভাঙবে ঘাড় । ২৮ . ভাদরে করে কলা রোপন , সবংশে মরিল রাবণ । ২৯ . গো নারিকেল নেড়ে রো , আম টুকরো কাঁঠাল ভো । ৩০ . সুপারীতে গোবর , বাঁশে মাটি , অফলা নারিকেল শিকর কাটি । ৩১ . খনা বলে শুনে যাও , নারিকেল মূলে চিটা দাও । গাছ হয় তাজা মোটা , তাড়াতাড়ি ধরে গোটা । ৩২ . যদি না হয় আগনে পানি , কাঁঠাল হয় টানাটানি । ৩৩ . বিশ হাত করি ফাঁক , আম কাঁঠাল পুঁতে রাখ । গাছ গাছি ঘন রোবে না , ফল তাতে ফলবে না । ৩৪ . বার বছরে ফলে তাল , যদি না লাগে গরু নাল । ৩৫ . তাল বাড়ে ঝোঁপে , খেজুর বাড়ে কোপে । ৩৬ . এক পুরুষে রোপে তাল , অন্য পুরুষি করে পাল । তারপর যে সে খাবে , তিন পুরুষে ফল পাবে । ৩৭ . নিত্যি নিত্যি ফল খাও , বদ্যি বাড়ি নাহি যাও । ৩৮ . চৈত্রেতে থর থর বৈশাখেতে ঝড় পাথর জ্যৈষ্ঠতে তারা ফুটে তবে জানবে বর্ষা বটে । ৩৯ . জল খেয়ে ফল খায় , যম বলে আয় আয় । ৪০ . দিনের মেঘে ধান , রাতের মেঘে পান । ৪১ . বেল খেয়ে খায় পানি , জির বলে মইলাম আমি । ৪২ . আম খেয়ে খায় পানি , পেঁদি বলে আমি ন জানি । ৪৩ . শুধু পেটে কুল , ভর পেটে মূল । ৪৪ . চৈতে গিমা তিতা , বৈশাখে নালিতা মিঠা , জ্যৈষ্ঠে অমৃতফল আষাঢ়ে খৈ , শায়নে দৈ । ভাদরে তালের পিঠা , আশ্বিনে শশা মিঠা , কার্তিকে খৈলসার ঝোল , অগ্রাণে ওল । পৌষে কাঞ্ছি , মাঘে তেল , ফাল্গুনে পাকা বেল । ৪৫ . তিন নাড়ায় সুপারী সোনা , তিন নাড়ায় নারকেল টেনা , তিন নাড়ায় শ্রীফল বেল , তিন নাড়ায় গেরস্থ গেল । ৪৬ . আম লাগাই জাম লাগাই কাঁঠাল সারি সারি - বারো মাসের বারো ফল নাচে জড়াজড়ি । ৪৭ . তাল , তেঁতুল , কুল তিনে বাস্তু নির্মূল । ৪৮ . ঘোল , কুল , কলা তিনে নাশে গলা । ৪৯ . আম নিম জামের ডালে দাঁত মাজও কুতুহলে । ৫০ . সকল গাছ কাটিকুটি কাঁঠাল গাছে দেই মাটি । ৫১ . শাল সত্তর , আসন আশি জাম বলে পাছেই আছি । তাল বলে যদি পাই কাত বার বছরে ফলে একরাত । ৫২ . পূর্ণিমা আমাবস্যায় যে ধরে হাল , তার দুঃখ হয় চিরকাল । তার বলদের হয় বাত তার ঘরে না থাকে ভাত । খনা বলে আমার বাণী , যে চষে তার হবে জানি । ৫৩ . থেকে বলদ না বয় হাল , তার দুঃখ চিরকাল । ৫৪ . বাপ বেটায় চাষ চাই , তা অভাবে সহোদর ভাই । ৫৫ . ভাদরের চারি আশ্বিনের চারি , কলাই রোব যত পারি । ৫৬ . ফাল্গুন না রুলে ওল , শেষে হয় গণ্ডগোল । ৫৭ . মাঘে মুখী , ফাল্গুনে চুখি , চৈতে লতা , বৈশাখে পাতা । ৫৮ . সরিষা বনে কলাই মুগ , বুনে বেড়াও চাপড়ে বুক । ৫৯ . গোবর দিয়া কর যতন , ফলবে দ্বিগুণ ফসল রতন । ৬০ . লাঙ্গলে না খুড়লে মাটি , মই না দিলে পরিপাটি , ফসল হয় না কান্নাকাটি । ৬১ . খনা বলে চাষার পো শরতের শেষে সরিষা রো । ৬২ . সেচ দিয়ে করে চাষ , তার সবজি বার মাস । ৬৩ . তিনশ ষাট ঝাড় কলা রুয়ে থাকগা চাষি মাচায় শুয়ে , তিন হাত অন্তর এক হাত খাই কলা পুতগে চাষা ভাই । ৬৪ . বৎসরের প্রথম ঈশানে বয় , সে বৎসর বর্ষা হবে খনা কয় । ৬৫ . পটল বুনলে ফাল্গুনে , ফল বাড়ে দ্বিগুণে । ৬৬ . উঠান ভরা লাউ শসা , খনা বলে লক্ষ্মীর দশা । ৬৭ . শুনরে বেটা চাষার পো , বৈশাখ জ্যৈষ্ঠে হলুদ রো । আষাঢ় শাওনে নিড়িয়ে মাটি , ভাদরে নিড়িয়ে করবে খাঁটি । হলুদ রোলে অপর কালে , সব চেষ্টা যায় বিফলে । ৬৮ . পান লাগালে শ্রাবণে , খেয়ে না কুলায় রাবণে । ৬৯ . ফাল্গুনে আগুন চৈতে মাটি , বাঁশ বলে শীঘ্র উঠি । ৭০ . জ্যৈষ্ঠে খরা আষাঢ়ে ভরা , শস্যের ভার সহে না ধরা । ৭১ . ভাদ্র আশ্বিনে বহে ঈশান , কাঁধে কোদালে নাচে কৃষাণ । ৭২ . বৈশাখের প্রথম জলে , আশুধান দ্বিগুণ ফলে । ৭৩ . বাড়ীর কাছে ধান পা , যার মার আগে ছা । চিনিস বা না চিনিস , ঘুঁজি দেখে কিনিস । ৭৪ . শীষ দেখে বিশ দিন , কাটতে কাটতে দশদিন । ওরে বেটা চাষার পো , ক্ষেতে ক্ষেতে শালী রো । ৭৫ . খনা ডাকিয়া কন , রোদে ধান ছায়ায় পান । ৭৬ . গাই দিয়া বায় হাল , দুঃখ তার চিরকাল । ৭৭ . তপ্ত অম্ল ঠাণ্ডা দুধ যে খায় সে নির্বোধ । ৭৮ . ডাক দিয়ে বলে মিহিরের স্ত্রী , শোন পতির পিতা , ভাদ্র মাসে জলের মধ্যে নড়েন বসুমাতা । রাজ্য নাশে , গো নাশে , হয় অগাধ বান , হাতে কাটা গৃহী ফেরে কিনতে না পান ধান । ৭৯ . ফাল্গুনে আট , চৈতের আট , সেই তিল দায়ে কাট । ৮০ . ষোল চাষে মূলা , তার অর্ধেক তুলা , তার অর্ধেক ধান , বিনা চাষে পান । খনার বচন , মিথ্যা হয় না কদাচন । ৮১ . আশ্বিনে উনিশ , কার্তিকের উনিশ , বাদ দিয়ে যত পারিস , মটর কলাই বুনিস । ৮২ . চৈত বৈশাখে লাগাইয়া ঝাল , সুখে কাটে বর্ষাকাল । ৮৩ . আরে বেটা চাষার পো চৈত্র মাসে ভুট্টা রো । ৮৪ . আষাঢ়ে উৎপত্তি , শ্রাবণে যুবতী , ভাদে পোয়াতী , আশ্বিনে বুড়া , কার্তিকে দেয় উড়া । ৮৫ . আসমান ফাঁড়া ফাঁড়া , বাতাস বহে চৌধারা । কৃষক ক্ষেতের বান্ধ আইল , বৃষ্টি হইবে আইজ কাইল । ৮৬ . মাঘের মাটি হীরের কাঠি ফাল্গুনের মাটি সোনা , চৈতের মাটি যেমন তেমন বৈশাখের মাটি নোনা । ৮৭ . মাঘ মাসে বর্ষে দেবা , রাজায় ছাড়ে প্রজার সেবা । খনার বাণী মিথ্যা না হয় জানি । ৮৮ . ধানের গাছে শামুক পা , বন বিড়ালী করে রা । গাছে গাছে আগুন জ্বলে , বৃষ্টি হবে খনায় বলে । ৮৯ . কচু বনে ছড়ালে ছাই , খনা বলে তার সংখ্যা নাই । ৯০ . পশ্চিমের ধনু নিত্য খরা , পূর্বের ধনু বর্ষে ঝরা । ৯১ . স্বর্গে দেখি কোদাল কোদাল মধ্যে মধ্যে আইল , ভাত খাইলাও শ্বশুর মশায় বৃষ্টি হইবে কাইল । ৯২ . তিথি বারো , স্বনক্ষত্র মাসের বারোদিন একত্র করিয়া তারে সাতে করো হীন , একে শুভ , দুইয়ে লাভ , তিনে শত্রুক্ষয় চতুর্থেতে কার্যসিদ্ধি , পঞ্চমে সহায় , ষষ্ঠে মৃত্যু , শূন্য হলে পায় বহু দুঃখ , খনা বলে যাত্রা কভু নাহি সুখ । ৯৩ . চৈতের ধূলি , বৈশাখের পেঁকি ধান হয় ঢেঁকি ঢেঁকি । ৯৪ . আগে বেঁধে দেবে আইল , তবে তায় রুইবে শাইল । ৯৫ . ঊণা মাতে দুনা বল অতি ভাতে রসাতল । ৯৬ . আউশের ভুঁই বেলে , পাটের ভুঁই আঁটালে । ৯৭ . যদি বর্ষে আগনে , রাজা যায় মাগনে , যদি বর্ষে পৌষে , শস্য যায় তুষে । ৯৮ . মধুমাসে প্রথম দিবসে হয় যেইবার , রবিশেষে মঙ্গল বর্ষে , দুর্ভিক্ষ বুধবার , সোম , শুক্র গুরু যার , পৃথ্বী সয়না শস্যের ভার । ৯৯ . আঁধারে পড়ে চাঁদের কলা , কতক কালা , কতক ধলা , উত্তর উঁচু , দক্ষিণ কাত ধারায় ধারায় ধানের হাত , ধান - চাল দুই - ই সস্তা মিষ্টি হবে লোকের কথা । ১০০ . যে গুটিকাপাত হয় সাগরের তীরেতে , সর্বদা মঙ্গল হয় , কহে জ্যোতিষেতে । নানা শস্যে পরিপূর্ণ বসুন্ধরা হয় , খনা কহে মিহিরকে , নাহিক সংশয় । . . . [ কৃতজ্ঞতা : খনার বচন , নারীগ্রন্থ প্রবর্তন , ঢাকা পঞ্চম সংস্করণ ১১ জানুয়ারি , ২০০৭ , ২৮ পৌষ , ১৪১৩ ]
নিউজডেস্ক , বাংলাদেশনিউজ২৪x৭ . কম শিল্পমন্ত্রী ও বাংলাদেশের সাম্যবাদী দলের ( এমএল ) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেছেন , তেল - গ্যাস রক্ষা জাতীয় কমিটি অন্ধভাবে কয়লা উত্তোলনের বিরোধিতা করছে । আমাদের জাতীয় স্বার্থে কয়লা উত্তোলন করতেই হবে । সেজন্য এ সম্পর্কে দক্ষরা যা বলেন সে হিসেবে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে । কিন্তু জাতীয় তেল - গ্যাস রক্ষা জাতীয় কমিটি সরকারকে সহযোগিতা না করে অন্ধভাবে বিরোধিতা করছে । রবিবার দুপুরে রাজধানীর পিকিং গার্ডেন রেস্টুরেন্টে বাংলাদেশের সাম্যবাদী দল ( এমএল ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন । মন্ত্রী বলেন , বিরোধীদল যুদ্ধাপরাধীদের বাঁচাতে নানামুখী অপতৎপরতা চালাচ্ছে । দ্রব্যমূল্য সম্পর্কে তিনি বলেন , একটি দুষ্টচক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বাড়াচ্ছে । সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে । সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে কমরেড লূৎফুর রহমান , আবু হামেদ সাহাবুদ্দিন , ধীরেন সিংহ , হারুন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন । বাংলাদেশনিউজ২৪x৭ . কম / এসএ .
গ্রামের মেলা , মায়ের হাতের রান্না , কৃষিকাজ আর ঘুমে গেল গত ৪ দিন ।
রোববার ঢাকা - সিলেট মহাসড়কের শাহেপ্রতাব , জেল খানার মোড় ও ভেলানগর এলাকা থেকে এদের আটক করা হয় ।
শিল্প পুলিশ ও শ্রমিকরা জানায় , সদর উপজেলার বোর্ড বাজারের বড়বাড়ি এলাকায় অবস্থিত সাউদার্ন ক্লথিংস লিমিটেড কারখানার শ্রমিকরা গত বৃহস্পতিবার বেতন বৃদ্ধিসহ পিস রেট বাড়ানোর দাবি করে । মালিকপক্ষ এ দাবি না মানলে উভয়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় । গতকাল সকালে কাজ করতে এসে শ্রমিকরা কারখানার মূল ফটকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিস দেখতে পায় । এতে তারা উত্তেজিত হয়ে ওঠে । পরে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে । এক পর্যায়ে তারা ইট - পাটকেল নিক্ষেপ করে কারখানায় ভাংচুর চালায় । বেলা ৩টার দিকে কয়েক হাজার শ্রমিক ঢাকা - ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে । এসময় তারা ১০ - ১২টি গাড়ির কাঁচ ভাংচুর করে । খবর পেয়ে জয়দেবপুর থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের লাঠিচার্জ করে সরিয়ে দিতে চাইলে উভয়ের মধ্যে ধাওয়া - পাল্টা ধাওয়া হয় । এ সময়ে ৫ শ্রমিক আহত হয় । ঘন্টা খানেক পর শ্রমিকরা অবরোধ তুলে নেয় । কারখানার ম্যানেজার ( প্রশাসন ) বাকিউজ্জামান জানান , ভাংচুরের ভয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল ।
Download XML • Download text