bpy-12
bpy-12
View options
Tags:
Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.
তোমা ' ছায় আমি মোর মা ' র ছায়া পাই । , , অবশ্যই - গাছ মায়ের মতই আমাদের আগলে রেখেছে , গাছের প্রতি আমাদের সদয় হওয়া একান্ত দরকার , খুবই ভাল হয়েছে . আমার লেখাটা পড়ুন , মন্তব্য করুন ,
রাজধানী ঢাকার অন্যান্য এলাকায় হালখাতার রেওয়াজ তেমন একটা টিকে না থাকলেও পুরান ঢাকার তাঁতীবাজারের ব্যবসায়ীরা পুরনো এই ঐতিহ্য এখনো ধরে রেখেছেন ।
ঢাকা , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডেস্ক ) : আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ভাই আহমদ ওয়ালি কারজাইকে আজ বুধবার কান্দাহারে নিজ গ্রামে দাফন করা হয়েছে । প্রেসিডেন্ট কারজাই শোক মিছিলে নেতৃত্ব দেন । কবর দেয়ার আগে তিনি ভাইয়ের কপালে চুমো খান এবং কেঁদে ফেলেন । ওয়ালি কারজাইয়ের দাফন শেষ হওয়ার পরপরই ওই এলাকায় দু ' টি বিস্ফোরণ ঘটে । একটি বিস্ফোরণে হেলমান্দ প্রদেশের গভর্নর গোলাব মেঙ্গলের দু ' জন সফরসঙ্গী আহত হয়েছে । আজ বুধবার আল - জাজিরার খবরে এ কথা বলা হয় । কবর দেয়ার আগে আহমদ ওয়ালি কারজাইয়ের লাশ কান্দাহারে প্রাদেশিক গভর্নরের কম্পাউন্ডে রাখা হয় । তার লাশের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকে গভর্নরের কম্পাউন্ডে হাজার হাজার শোকার্ত মানুষ ছুটে আসে । নিরাপত্তা বাহিনী কম্পাউন্ডের চারদিক ঘিরে রাখে এবং মাথার ওপর হেলিকপ্টার চক্কর দেয় । ভাই নিহত হওয়ার খবর পেয়ে প্রেসিডেন্ট কারজাই রাজধানী কাবুল থেকে কান্দাহারে ছুটে আসেন । তার সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন নানগারহার প্রদেশের গভর্নর গুল আগা শারজাই । গুল আগাকে নিহত আহমদ ওয়ালি কারজাইয়ের উত্তরাধিকারী বলে ধারণা করা হচ্ছে । ওয়ালি কারজাইকে কান্দাহার থেকে ২০ কিলোমিটার দূরে কারজ নামে একটি গ্রামে দাফন করা হয়েছে । দাফন অনুষ্ঠানে প্রেসিডেন্ট কারজাইয়ের চৌকস নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় । গতকাল মঙ্গলবার দেহরক্ষীর গুলিতে আহমদ ওয়ালি কারজাই নিহত হন । ( শীর্ষ নিউজ ডটকম / এসএইচকে / সস / ১৪ . ৫৮ঘ . )
এর আগে শনিবার বিকেলে হরতালের সমর্থনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে । এতে অর্ধশত নেতাকর্মী আহত হন । আটক করা হয় অন্তত ২০ জনকে ।
জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ - পরিদর্শক মো . মোবারক হোসেন ওই খুনের ঘটনার সত্যতা স্বীকার করে জানান , মিলনের গলায় শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে । তবে কে বা কারা কি উদ্দেশ তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি । এ ঘটনায় মামলা প্রস্ত্ততি চলছে ।
নিহত প্রবাসীর নাম শেখ তাহির আলী । শনিবার রাত আড়াইটায় ১০ / ১২ জনের একটি ডাকাতদল তাহির আলীর বাসায় দরজা ভেঙ্গে ঢুকে পড়ে । এসময় তাহির আলী বাধা দিতে গেলে ডাকাতের ছুরিকাঘাতে সে আহত হয় । পরে তাহির আলীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ও ছেলে শেখ আজাদ আলীকে বেঁধে ডাকাতরা ৩০ ভরি স্বর্ণালংকার , দু ' টি বৃটিশ পাসপোর্ট ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় ।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক স্বর্ণপদক প্রাপ্ত ইউপি চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে । মোহনপুর ইউপি নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার উপজেলা শিা অফিসার মোহাম্মদ মনিরুল হক জানান , স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ ) নির্বাচন বিধিমালা ২০১০ অনুযায়ী জেলা নির্বাচন অফিস চাঁদপুরের স্মারক নং জেনিঅ - ১ / চাঁদ / ১ ( ২ ) / ২০১০ ইঃ - পঃ সাধারণ ( অংশ - ১ ) / ১৫৭ প্রজ্ঞাপন অনুযায়ী ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোহনপুর ইউনিয়নে দুইজন প্রার্থীর মধ্যে আবুল কাশেম মাষ্টার মনোনয়নপত্র প্রত্যাহার করায় একমাত্র প্রার্থী সামছুল হক চৌধুরীকে নির্বাচন পরিচালনা ম্যানুয়েল এর তৃতীয় পরিচ্ছেদ এর ২০ ধারা অনুযায়ী গত বুধবার বিকেলে তাকে নির্বাচিত ঘোষণা করা হয় । উল্লেখ্য সামছুল হক চৌধুরী বাবুল ঢাকা মহানগর আওয়াীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের চাচাতো ভাই । বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার পর সামছুল হক চৌধুরী বাবুল সাংবাদিকদের সাথে আলাপকালে জানান , আমার ল্য মোহনপুর ইউনিয়নকে অত্র উপজেলার মধ্যে উন্নয়নের একটি মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করা । তিনি সন্ত্রাস , মাদক , বাল্য বিবাহ , যৌতুক , নারী নির্যাতন রোধে স্বোচ্ছার ভূমিকা পালনসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন । সংবাদদাতাঃ
সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউপি নির্বাচনে শনিবার জাল ভোট দেয়ার অপরাধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী ইয়াসিন হাবিব জনৈক মোখলেসুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ।
আর আপনি তো শুধু এখানেই মাইনাস খান নাই । রংমহলেও মাইনাস পেয়েছেন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন , জেলা তথ্য কর্মকর্তা অনিমেষ কান্তি হালদার । প্রধান অতিথি ছিলেন , বরগুনা জেলা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ …
সড়ক দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার কুমিল্লা ব্রাক্ষ্মণবাড়িয়া ফরিদপুর ও কালিয়াকৈরে ১০ জন নিহত হয়েছে । আহত হয়েছে ১২ জন । এ সংক্রান্ত প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর : কুমিল্লা - ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান , গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লা - সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কুটি নামক স্থানে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত আহত ১ হয়েছে । প্রত্যক্ষদর্শীরা জানায় , কসবার কুটি এলাকার শান্তিপুর নামক স্থানে কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ( কুমিল্লা - ল - ১১ - ১০৩৮ ) বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয় । এ সময় ২ জন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন । এরা হলো মির্জা দুলাল আহমেদ ( ২৫ ) ও মির্জা খলিল আহমেদ দুর্জয় আহমেদ ( ২৪ ) । তাদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার যাত্রাপুর গ্রামে । এ সময় মাসুম ( ২৬ ) নামে একজন গুরুতর আহত হয় । এ দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল - নাসিরনগর সড়কের ধরন্তি নামক স্থানে সিএনজির ধাক্কায় অজ্ঞাত শিশুর নিহত হয়েছে । ফরিদপুর প্রতিনিধি জানান , ফরিদপুর শহরতলীর বাহিরদিয়া নামক স্থানে গতকাল বিকাল চারটার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিতা - পুত্রসহ ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছে । এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দুইঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে । পুলিশ জানায় , ঢাকা থেকে ছেড়ে আসা একে পরিবহনের যাত্রীবাহী একটি বাস বাহিরদিয়া নামক স্থানে যাত্রীবাহী অটোবাইককে চাপা দিলে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যায় । আহত হয় দুইজন । আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । নিহতরা হলেন খলিল ফকির ( ৭০ ) , তার ছেলে সাহেবুল ইসলাম ( ৪০ ) ও অটোবাইকের ড্রাইভার মুজিবুর রহমান ( ৩২ ) । নিহত ও আহত সকলের বাড়ি বাহিরদিয়ায় । দুর্ঘটনার পর স্থানীয় কয়েকশ এলাকাবাসী ঢাকা - খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে । কালিয়াকৈর প্রতিনিধি জানান , গতকাল মঙ্গলবার সকালে কালিয়াকৈর - ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে উপজেলার চাপাইর ইউনিয়ন এলাকায় ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী টেম্পো রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই ১ জন নিহত ও অপর ১০ জন আহত হয় । স্থানীয় সূত্র জানায় , কালিয়াকৈরগামী একটি যাত্রীবাহী অটো টেম্পো ও ফুলবাড়িয়াগামী একটি ট্রাক ( ঢাকা - মেট্রো - ট - ১১ - ১১৬৫ ) সাইড নিতে সময় ট্রাকের ধাক্কায় টেম্পেটি রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই ইমরান ( ১০ ) নামে জনৈক স্কুলছাত্রের মৃত্যু হয় । এ ঘটনায় আরো ১০ জন আহত হয় । আহতরা সবাই টেম্পোযাত্রী বলে জানা গেছে । নিহত ইমরানের বাড়ি পশ্চিম চাপাইর গ্রামে ।
বছরজুড়ে ' গল্প কবিতা ' য় যে সব লেখা প্রকাশিত হবে সেগুলোর মধ্য থেকে নির্বাচিত লেখাগুলো নিয়ে আগামী একুশে বই মেলায় ( ২০১২ ) অন্যপ্রকাশ থেকে প্রকাশীত হবে গল্প - কবিতা ' র সংকলন ।
মামু নালিশ দিবার টাইমে আমার লাইগা একটা গিটার গিফট দিও . . . দিও দিও
অধিকতর তদন্তে সাবেক স্বরাষ্ট্র সচিব মহম্মদ ওমর ফারুক , বিসিআইসির সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল ( অব . ) ইমামুজ্জামান বীরবিক্রম , সাবেক শিল্পসচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড . শোয়েব আহমদ , ডিজিএফআইর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল ( অব . ) সাদিক হাসান রুমিসহ ২৬৫ জনকে সাক্ষী করা হয়েছে ।
মামুন - অর - রশিদ , ১০ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : রাজশাহী অঞ্চলে উৎপাদিত আলু এবার স্পেনে রপ্তানির প্রক্রিয়া শুরু হয়েছে । সম্প্রতি রাজশাহী - ৪ ( বাগমারা ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হকের মালিকানাধীন বাগমারার সালেহা - ইমারত কোল্ড স্টোরেজের সঙ্গে স্পেনের . . . . বিস্তারিত পড়ুন »
মাহমুদা পারভীন ফেব্রুয়ারি ৭ , ২০১১ @ ৮ : ১৯ অপরাহ্ন
বরগুনা , ১২ জুলাই : বরগুনার আমতলী উপজেলার কচুপাত্রার ডোন নদীতে বাঁধ দেয়ায় আমতলী ও কলাপাড়া উপজেলার ২৬টি গ্রামের লক্ষাধিক মানুষ সামুদ্রিক জলোচ্ছ্বাসের হাত থেকে মুক্তি পেয়েছে । ১৫ হাজার কৃষক পরিবার জমি চাষাবাদের প্রস্ত্ততি নিয়েছে । কিন্তু তাদের আশঙ্কা গত পাঁচ বছরে কৃষি জমিতে সমুদ্রের লবণ পানি ঢুকে লবণাক্ততা বেড়ে গেছে । এ বছর ফসল বুনলে লবণের প্রকোপে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা ।
অবস্থানঃ পূর্বে রাজারহাট উপজেলা , পশ্চিমে রংপুর সদর উপজেলা , উত্তরে গঙ্গাচড়া ও লালমনিরহাট সদর উপজেলা দক্ষিণে পীরগাছা উপজেলা । কাউনিয়ায় ছয়টি ইউনিয়ন আছে । এগুলো হচ্ছে - ১ , হারাগাছ ২ , সারাই ৩ , কুর্ষা ৪ , শহীদবাগ ৫ , বালাপাড়া এবং ৬ , মধুপুর । কাউনিয়ায় মৌজা ৮৯ টি এবং ৭৮ টি গ্রাম আছে । জনসংখ্যাঃ মোট জনসংখ্যা ১৮৪৯৯৭ জন পুরুষ ৫১ . ২৬ % এবং মহিলা ৪৮ . ৭৪ % । শিক্ষার হারঃ শিক্ষার গড় হার ২২ . ৭ % , পুরুষ ২৯ . ২ % এবং মহিলা ১৫ . ৭ % । প্রধান নদীঃ তিস্তা , বুড়াইল ।
পুরানো বচন , নতুন করে : বিরোধী দলে গেলেও আওয়ামী লীগ হরতাল দেবে না - স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন > > পঙ্কজ নাথ
২ - হযরত আবু হুরায়রা ( রাঃ ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন - " আল্লাহ সুবহানাতায়ালা বলেছেন - " আমি সকল শরীকের শিরক ( অংশীবাদ ) থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী । যে কেউ এমন আমল করে যাতে সে আমার সাথে অন্যকে শরীক করে , আমি তাকে ও তার শিরককে ছেড়ে দেই । ( অর্থ্যাৎ তার সাথে ও তার শিরকের সাথে আমার কোন সম্পর্ক নেই ) " - ( সহীহ মুসলিম শরীফ , ইবনে মাযাহ )
( এই লেখাটি পড়েছেন : ৬৭৫ জন )
মহেন্দ্র । আমি পাপ করিলাম , তাহার প্রায়শ্চিত্ত তোমাকে করিতে হইবে ?
ঢাকা , ২৭ জুন ( শীর্ষ নিউজ ডেস্ক ) : আফগানিস্তানের পূর্বাঞ্চলের দুটি প্রদেশে রকেট হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই । গত কয়েক সপ্তাহ ধরে এ হামলায় ১২ শিশুসহ ২৬ জন নিহত হয়েছে বলে তিনি অভিযোগ করেন । রোববার হামিদ কারজাই তার সরকারি বাসভবনে এক বিবৃতিতে এ কথা জানান । আফগান সীমান্ত কর্মকর্তা জানিয়েছে , দেশটির কুনার ও নানগাহার প্রদেশে ন্যাটো বাহিনী প্রত্যাহার করার পর পাকিস্তান তালেবানরা এ প্রদেশে অবস্থান করছে । এতে পাকিস্তান সীমান্ত থেকে হামলা চালানো হয় । এ হামলার দায় পাকিস্তান সেনাদের বলে অভিযোগ করেছেন কারজাই । তিনি বলেন , পাকিস্তানি সেনারা যদি এ হামলা নাও ঘটিয়ে থাকে তাহলে কে ঘটিয়েছে তা পাকিস্তানকে পরিষ্কার করতে হবে । আফগান মুখপাত্র মোহাম্মদ জাহির আজিমি বলেন , এ হামলা পাকিস্তান সীমান্ত থেকে করা হয়েছে । এতে আফগান বেসামরিক লোকদের হতাহতের পাশাপাশি ২ হাজার পরিবার অন্যত্র চলে গিয়েছে । তিনি সতর্ক করে দিয়ে বলেন , আফগানিস্তান নিজেই এ হামলা মোকাবেলা করবে । এদিকে গত রোববার তেহরানে সন্ত্রাস মোকাবেলা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তালেবানদের সাথে পাকিস্তানের নিরাপত্তা সদস্যদের দীর্ঘস্থায়ী সম্পর্কের অবসানে পাকিস্তানকে আহ্বান জানান কারজাই । ( শীর্ষ নিউজ ডটকম / এমইউ / এআই / ১৩ . ৪৫ঘ )
তবু জঘণ্য প্রশ্রয়ে রাখো বিনয়ী আশ্রয় মনিব মুক্ত দাসী ভাবে এটাই সাশ্রয় ।
তির্যক বলেছেন : যদি এমন হয়ে থাকে তবে ধিককার যানাই এর সাঙ্গোপাঙ্গোকে । লোকটা বিগারি বলতে দিদ্ধা নেই কিন্তু লাগিয়েছে তো দেশের . . . . . . . . . . . . . . . . রক্ত এবং একুশে দুট বানা ভুল । ভুল বানান নিয়ে পোষ্টার । যে সালা ছাপছে সে ব্যটা কি ?
বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৪ নং এ । এটি একটি ফোরাম । অনেক বছর যাবত এই সাইট টি সবার জন্য কাজ করে যাচ্ছে । এটির ওয়ার্ড র্যাকিং 31 , 415
হয়ত সোনালী ধান আর কৃষকের ঘামের গন্ধে হেমন্ত ফুরাবে ফুরাবেনা শুধু আমাদের প্রেম ধান হয়ে উঠবে শুধু প্রেয়সীর ঘরে ।
আওয়ামী লীগ সমর্থিত নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন - শিবরামপুর ইউনিয়নে চন্দ্র অধিকারী , মোহাম্মদপুরে ওয়াহেদুজ্জামান বাদশা , পাল্টাপুরে সুরেন্দ্র নাথ রায় ও সুজালপুরে নুরুল ইসলাম । বিএনপি সমর্থিত নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন - নিজপাড়া ইউনিয়নে আব্দুল খালেক , পলাশবাড়ীতে মোজাহার আলী ও মরিচায় হাফিজুর রহমান বাদশা । এছাড়া শতগ্রাম ইউনিয়নে জামায়াত সমর্থিত কেএম কুতুবউদ্দিন , ভোগনগরে জামায়াত সমর্থিত বদিউজ্জামান পান্না । সাতোর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রবীন্দ্রনাথ গোবিন বর্মণ ও মোহনপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী দ্বিনেশ চন্দ্র মোহন্ত বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । উল্লেখ্য , গতকাল রোববার উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় । রাতেই উপজেলা নির্বাচন কর্মকর্তা বেসরকারি ফলাফল ঘোষণা করেন । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এমএল / রাজ / ১১ . ৩৬ ঘ . )
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) সারোয়ার হোসেন জানান , ঘটনাস্থলে পৌঁছে বোমার দু ' টি স্প্রিন্টার উদ্ধার করেছে পুলিশ । পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ।
আমার এক ঘনিষ্ঠ বন্ধুর নাম হনুমান হক থুক্কু তন্ময় হক । তো আমাদের বন্ধু তন্ময় একদিন তার গার্লফ্রেণ্ডকে ( মিমো ) নিয়ে পদ্মার ধারে ঘুরতে গেছে । সেখানে সারি সারি ফুচকা আর চটপটির দোকান ( খাইবেন তো টয়লেটে যাইবেন ) , যেখানে আবার কিছু না খাইলে বসা সম্পুর্ন বেআইনি ও ঘোরতর অন্যায় । তো মিমোর সাথে ঐদিন আবার তন্ময়ের দুর্দান্ত ঝগড়া চলছিলো ( রোজই গড়ে ২০ - ২২ বার এরকম চলে ) , তো মাথা ঠান্ডা করতে ( খাওয়ার উদ্দেশ্যে নয় ) ভুলে তারা ঐ ফুচকাওয়ালার পাতানো চেয়ারে বসে পড়েছে । এই সময় নতুন কাস্টমার ভেবে ফুচকাওয়ালা ওদের খাবারের অর্ডার দেওয়ার অর্ডার করে । : lol : তন্ময় : ঐ মিয়া যান ভাগেন তো , মাথা পুরা হট হয়ে আছে আর আপনি কিনা খাওয়ার কথা বলেন । ফুচকাওয়ালা : ভাই না খাইলে উঠেন । তন্ময় : উঠবো মানে , আমার ইচ্ছা হইছে আমি বসছি তোর কিরে ? ফুচকাওয়ালা : চেয়ার কিন্তু আপনার না । একে তো মিমোর প্যাদানি তারউপর ফুচকাওয়ালার এই ব্যবহারে সে আর মাথা ঠান্ডা রাখতে পারলো না , তার রক্ত হার্ট থেকে সোজা মাথায় উঠে গেলো । টাস করে হটাত্ এক থাপ্পড় দিয়ে ফুচকাওয়ালারে সবক শিখিয়ে দিলো ।
অপরাধীকে অপরাধী হিসাবে দেখা উচিৎ রাজনৈতিক ভাবে কেহকে হেয় করার জন্য কেহকে অপরাধী আর কেহকে ভালো বলা ঠিক না । কোকর ব্যাপারে যা হচ্ছে সবই রাজনৈতিক কারনে আর তা যদি না হবে তবে তত্বাবধায়ক সরকারের সময়তো বর্তমান প্রধান মন্ত্রী সহ অনেকের বিরুদ্ধে অনেক / বহু মামলার প্রমান পাওযা গেছে , জয়ের বিরুদ্ধেও তো তৌফিক এলাহী সহ তিতাস গ্যাসের দুর্নীতি ও অর্থ পাচারের কাহিনী পত্রিকায় প্রকাশিত হয়েছে , এরশাদের বিরুদ্ধেও ণনেক মামলা হয়েছে এবং সব বাতিল হয়েছে আসলে সরকার যখন যা ইচ্ছে কথন তা করতে পারে , তা যদি না হবে তত্বাবধায়ক সরকারের সময়ে করা সকল মামলা সরকার প্রত্রাহার করেছে শুধু মাত্র জিয়া পরিবার এবং বি . এন . পির বিরুদ্ধে করা মামলা গুলো ছাড়া । দেখা যেত যদি আগামীতে তত্তাবধায়ক সরকার আবার আসতো - তবে দেখা যেত বর্তমানে কে কি করেছে
বাংলা ডোমেইন চালুর জন্য আইকানে আবেদন জানালেন প্রধানমন্ত্রী
রাজশাহী , ১২ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ( আরডিএ ) ১০ কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা কোষাধ্যক্ষ এখলাস উদ্দিনের বিরুদ্ধে অবশেষে দুর্নীতির মামলা করেছে আরডিএ । সোমবার রাতে আরডিএ ' র আইন কর্মকর্তা বদরুজ্জামান বাদী . . . . বিস্তারিত পড়ুন »
অর্থঃ ( ( কিয়ামত দিবসে সূর্য নিকটে হবে । এমনকি ঘাম অর্ধ কান পর্যন্ত পৌঁছে যাবে । তারা এই অবস্থাতেই থাকবে । ফলে তারা আদম ( আলাইহিস্ সালাম ) অতঃপর ইব্রাহীম ( আলাইহিস্ সালাম ) অতঃপর মূসা ( আলাইহিস্ সালাম ) অতঃপর ঈসা ( আলাইহিস্ সালাম ) অতঃপর মুহাম্মাদ সাল্লাল্লাহু ' আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে প্রার্থনা করবে । অতঃপর মুহাম্মাদ সাল্লাল্লাহু ' আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন । যাতে সৃষ্টিজীবের মাঝে ফায়সালা সুসম্পূর্ণ করা হয় । অতঃপর তিনি জান্নাতের দিকে অগ্রসর হবেন , ও জান্নাতের দরজার কড়া ( খোলার জন্য ) ধরবেন । আল্লাহ তাঁর রাসূল সাল্লাল্লাহু ' আলাইহি ওয়াসাল্লাম কে প্রশংসিত স্থানে অবতরণ করাবেন । সে স্থানের সকলে প্রশংসা করবে । [ বুখারী ]
লেখক বলেছেন : . . খালি হাসলে হপে ? ফায়ারওয়াল ভাঙ্গা শিখতে হপে না ?
জাযাকাল্লাহু খয়রান এ সুন্দর পোষ্টের জন্য । আল্লাহ রব্বুল আলামীন যেন আমাদেরকে শাবান মাসের নফল রোযা রাখার তৌফিক দান করেন এবং সকল প্রকার পথভ্রষ্টকারী বিদ্আতী আমল , কথা , কাজ থেকে বাঁচিয়ে রাখেন ।
পুলিশ রেইডে সন্দেহের বশে ধরে আনা হল একজন লোককে ।
এক জীবনে নাই বা পেলাম , ভালবাসা তবু দিয়ে গেলাম /
পুলিশ বাদী হয়ে ফতুল্লায় দু ' টি , সিদ্ধিরগঞ্জে দু ' টি ও সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করে । #
দীর্ঘদিন ব্রিটেনে বসবাসরত লেখিকা সুনাম মনির এবারেরবই মেলা একটু ভিন্ন স্বাদের । কারন এই বই মেলায় এসেছে তার কবিতার বই এক মায়াবী রাতের কাব্য । বইটি প্রকাশ হয়েছে নন্দিতা প্রকাশনী । প্রবাসী এই লেখিকার সন্তানেরা বাংলা ভাষা খুব একটা বুঝতে পারেনা । তাই নিজের সন্তানকে বাংলা ভাষার সাথে পরিচয় করার জন্য তার এই লেখা লেখীর উদ্দেশ্য । তিনি বলেন আমি লিখি বাংলা ভাষার টানে , আমার দেশের টানে । আমি চাই আমার সন্তান যেন বাংলা ভাষাকে আপন করে রাখতে পারে তাদের অন্তরে । বই মেলা যে প্রানের মেলা তা এখানে না আসলে বুঝতে পারতাম না । আমি চাই সারা পৃথিবী ব্যাপি বাংলা ভাষা ভাষী মানুষ যেন এখানে শিকড়ের সন্দানে ছুটে আসে । ইমরান রাজন
আমি শুনিয়া চিতপটাং , ক্কয়কি হালায় ! ! ! ! ! ! ! ! ! দেশটারেতো নেশায় ডুবাইয়া দিব তার পরে " পাঠক " কে অনেক বুঝাইলাম বাবারে এই কাম ভাল না সে আমারে কয় আমার একটা চাকরি দিয়া দেও এইকাম ছাইড়া দিমু আমি কইলাম আমি চাকরি পাইমু কোথায় ? আমিত কামলা দিয়া খাই । কি করবো " পাঠক " এর জন্য ভাবতে ভাবতে আমিও গিয়া দুইপেক আসলি কেরু টানতে বইলাম কারন " পাঠক " এর এই সমস্যার সমাধান আমার কাছে নাই কারো কাছে থাকলে আমারে আওয়াজ দিয়েন । আমিও কেরু টানতে চাইনা . . . . . . . . . . . . . . . . . . . . . . .
রাজ বলেছেন : আমার ক্লাস ছিলনা বন্ধু . . তাই আসি নাই বড়ই . . . হুম ওরে কইস না , বেচারা এমনিতেই কষ্টে আছে . . .
তত্বাদধায়ক সরকারের সময়ে যারা ধরা পড়েছিলো সবার সে সময়ের ছবি গুলো দেখুন , বর্তমান প্রধান মন্ত্রী সহ সকলের তখন তুলনা করতে পাবেন , কাকে কেমন দেখাচ্ছে , সংগত কারনে ছবিগুলো এখানে লিংক দিতে পাছি না , দেশের প্রধানমন্ত্রীর বা প্রাক্তন প্রধানমন্ত্রী , রাশ্ট্রপতির বিরুদ্ধে যদি মামলা হয় তবে তারেক - কোকো আর কী ( ! ) কোনটাকে স্যাম বলবো - তত্বাদধায়ক সরকারের সময়ে সাড়ে ৩ হাজার মামলা হয়েছে - প্রধানমন্ত্রীকে রংহ্যাডেট বলেছেন এরেষ্ট করেছেন - কোকো তো এখনও অন্তত অপরাধী হিসাবে জেলে খাটে নি - সে সময়ের সবগুলো মামলা বাদ বাকী রইল শুধু ৩ তারেক - কোকা - প্রাক্তন প্রধানমন্ত্রী -
রাজশাহী , ১০ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : রাজশাহীতে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে ধর্মভিত্তিক দল ও সংগঠনের ডাকা ৩০ ঘণ্টার হরতাল । আজ রোববার সকাল থেকেই মহানগরীর রাজপথ দখলে রেখেছে পুলিশ । পুলিশি বাধার মুখে পিকেটাররা রাস্তায় নামতে পারেনি । মহানগরীর বিভিন্নস্থানে সন্দেহভাজনদের ধরে ধরে তল্লাশি করা হচ্ছে । এদিকে পুলিশ মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্ট , গোরহাঙ্গা রেলগেট , লক্ষ্মীপুর , ভদ্রা , তালাইমার , বিনোদপুর , শালবাগান , কাশিয়ডাঙ্গা মোড়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি দখলে নিয়েছে । সকাল থেকেই বন্ধ রয়েছে দোকানপাট ও সব ব্যবসায়ী প্রতিষ্ঠান । রাস্তাঘাট রয়েছে ফাঁকা । রাজশাহী শিরোইল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি । তবে স্বল্পসংখ্যক যাত্রী নিয়ে রাজশাহী রেল স্টেশন থেকে আন্তঃনগর ও লোকাল মেইল ট্রেনগুলি নিয়মিত রুটে চলাচল করছে । মহানগরীতে সকাল থেকে আন্তঃজেলার কয়েকটি রুটের যানবহন ও রিকশা - ভ্যান , ব্যাটারি চালিত অটোরিকশা , বাই - সাইকেলসহ হালকা যানবাহন চলাচল স্বাভাবিক আছে । ব্যাংক - বীমা প্রতিষ্ঠান খোলা থাকলেও কোন লেনদেন হচ্ছে না । বেলা ১১টা পর্যন্ত রাজশাহীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি । ( শীর্ষ নিউজ ডটকম / এমআর / এআই / ১১ . ২৮ঘ . )
ফেরিঅলা আবিদা নাসরিন কলি রুম # ৩০ , ২য় তলা , আজিজ সুপার মার্কেট , শাহবাগ , ঢাকা ফোন - + ৮৮ ০১৫২৩১০৫৬০ , + ৮৮ ০১৮১৯৪৮০৭৪৩ , ০১৮১৩৩৩৩৩১৩ মেইল : feriola @ gmail . com
এই জামা ' আতের অধিকাংশ লোক হবে অশিক্ষিত ও মূর্খ । যেমন কুরআন ও হাদীসের জ্ঞানে হবে মূর্খ তেমন সাধারণ জ্ঞানেও হবে মূর্খ । এই জামাআতে যদি কোন শিক্ষিত লোক যোগদান করে তাহলে তার আচরণ ও স্বভাব হয়ে যাবে জামাআতে যোগদানকারী অন্যান্য মূর্খের মত । মূর্খরা যেমন মূর্খতার আনুগত্য করবে তেমনি শিক্ষিত লোকটিও মূর্খদেরই আনুগত্য করবে । এই জামা ' আতের বয়ান ও বক্তৃতায় থাকবে কেবল ফযিলাতের বয়ান । বিভিন্ন আমলে সর্বোচ্চ ফযিলাতের প্রমাণহীন বর্ণনাই হবে তাদের বয়ানের বিষয়বস্তু ।
দেবী আশ্বাস দিলেন , " তুমি দুঃখ করিও না , আমি এই পানির ভেতরেই থাকি । দেখি তোমার কুড়াল খুঁজিয়া দিতে পারি কি না । " এই কথা বলিয়া তিনি ভুস করিয়া পানির তলে ডুব দিলেন । একটু পরে হাতে করিয়া একটা সোনার কুড়াল নিয়া আসিয়া বলিলেন , " দেখোতো বাছা , এই কুড়ালটা তোমার কি না ? "
লেখক বলেছেন : হ ভাই . ভুল হইয়া গেছে . । জানেন ই তো man is mortal = মানুষ মাত্রই বাঁশ
ব্যাস ! এবার আ্পনার নি্কটিকে আপনি বাংলায় দেখতে পাবেন । ওহ ! শুধু আপনিই না আমরা সবাই দেখতে পাবো ।
দুপাশে পাথুরে পাহাড়ের ঢাল আর তারই মধ্যে দিয়ে প্রবল বেগে আছড়ে পড়ছে পানি । আছড়ে পড়া পানি ছিঁটকে তৈরী হচ্ছে পানির ছঁটা । জল প্রপাতটি পাশে ৪৫ - ৫০ ফুট আর পানি আছড়ে পড়ছে প্রায় ১৫ - ২০ ফুট নিচে । চারিপাশে সুউচ্চ সবুজ পাহাড় । আশে পাশে কোথাও বসতি নেই । একটানা পানি পরার গর্জন , চারিদিকের সবুজ পরিবেশ । সব মিলিয়েই এক অসাধারন ভাল লাগার পরিবেশ । যে সৌন্দর্য্য কেবলি উপভোগ করা যেতে পারে চোখে দেখে , কোনো ভাষায় হয়ত তা প্রকাশ করা যাবে না ।
Download Speed অন্য যে কোন Down . Soft . এর চাইতে কম হলে পোস্ট এ মাইনাস খাইতে ব্লগারের কোন আপত্তি নেই ! ! ! : : . গৃহ হারা
( অধ্যাপিকা ডা . সুলতানা জাহান ) সুস্থ পারিবারিক জীবন মানে এমন একটি জীবন যেখানে জীবনের মৌলিক চাহিদাগুলো খুব সুন্দর , সহজ ও স্বাভাবিকভাবে পূরণ করা যায় । টানাপড়েনের সঙ্ঘাতে জীবন এখানে খুঁড়িয়ে চলে না । তাই সুস্থ পারিবারিক জীবন গঠনে এমন একটি জীবনের কথা চিন্তা করতে হবে , যেখানে জীবন অর্থাভাবে , স্থানাভাবে ও চিকিৎসার অভাবে ভারাক্রান্ত নয় ।
এটা কি আপনার কাছে অদ্ভুদ লাগছে ? আপনার সাথে সবাই এরকম আচরণ করবে , সেটাই স্বাভাবিক । মনে হচ্ছে খুব খুশিতে আছেন । আমাদেরকেও খুশি করার মত কিছু উপহার দিন ।
বগুড়া , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : প্রায় সাড়ে ৬ বছর পর দেশের বহুলালোচিত বগুড়ার কাহালু জোগারপাড়ায় উদ্ধার করা এক ট্রাক গুলি ও বিস্ফোরক মামলার কার্যক্রম সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে । আজ বুধবার বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল - ৪ - এ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে । বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত - ১ - এর বিচারক এবং স্পেশাল ট্রাইব্যুনাল - ৪ - এর দায়িত্বপ্রাপ্ত বিচারক কাজী শাহিনা নিগার আলোচিত এই মামলার সাক্ষী মুসলিম উদ্দিনের আংশিক জবানবন্দি গ্রহণ করেন । আগামী ২৩ আগস্ট একই সাক্ষীর পূর্ণ জবানবন্দি গ্রহণের দিন ধার্য করা হয় । জানা গেছে , ২০০৭ সালে ২ অক্টোবর যৌথবাহিনীর উদ্যোগে বগুড়ার জেলা প্রশাসক আলোচিত এই মামলা পুনরায় তদন্তের জন্য আইন মন্ত্রাণালয়ে আবেদন করেন । পরে আর এ মামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি । এর আগে মামলার আসামি আতিকুর রহমান দুলুর আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ ওই ঘটনায় ৪টি মামলা স্থগিত ঘোষণা করে । জানা গেছে , ২০০৩ সালের ২৭ জুন বিকেলে সিলেট থেকে আনারস বোঝাই একটি ট্রাক ( ঢাকা মেট্রো ট ১১ - ৩৩৬৬ ) নিয়ে বগুড়ার কাহালুর জোগাড়পাড়ায় আসে । ওই দিন সন্ধ্যায় কৃষকলীগ নেতা আফলাতুর রহমান পিন্টুর বাড়িতে নিরাপদ আশ্রয়ের জন্য আনারসের ট্রাকে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ চাইনিজ রাইফেলের গুলি ও বিস্ফোরকদ্রব্য ট্রাক থেকে আনলোড করা হচ্ছিল । ট্রাক থেকে গুলি ও বিস্ফোরক আফলাতুর রহমান পিন্টুর নেতৃত্বে নামানোর সময় স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন ও মোজাম নামের দুই ব্যক্তি দেখে ফেলে । তারা কাহালু থানা দূরে হওয়ায় পার্শ্ববর্তী দুপচাঁচিয়া থানায় খবর দেয় । ইতিমধ্যে এলাকার লোকজন ভারতীয় অবৈধ মালামাল ভেবে গুলি ও বিস্ফোরকের প্যাকেট লুট করে নিয়ে যায় । পরে দুপচাঁচিয়া থানার ওসি জাবিদ হাসান ঘটনাস্থলে আসেন । জানাজানি হয়ে গেলে লুট করে নিয়ে যাওয়া গুলি ও বিস্ফোরকের প্যাকেটগুলো যে যার মতো পুকুর ও ধানের জমিতে ফেলে দেয় । পরে পুলিশ আফলাতুর রহমান পিন্টুর বাড়িসহ এলাকার বিভিন্ন পুকুর , ধানের জমি , বাঁশ ঝাড় থেকে ৯৯ হাজার ৯শ ' ৬৯ রাউন্ড চায়নিজ রাইফেলের গুলি ও ১৭৪ কেজি বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে । ঘটনার পরই আফলাতুর রহমান পিন্টু পালিয়ে যায় । এখনো তিনি নিরুদ্দেশ রয়েছেন । পিন্টু বেঁচে আছে কি না এ খবর পুলিশ ও তার আত্মীয় - স্বজনদের কাছে জানা নেই । তবে এলাকার অনেকের ধারণা , পিন্টু পালিয়ে ভারতে আত্মগোপন করে আছে । উক্ত গুলি ও বিস্ফোরকদ্রব্য উদ্ধারের ঘটনায় কাহালু ও দুপচাঁচিয়া থানায় ৪টি মামলা হয় । কাহালু থানার তৎকালীন ওসি অহেদুল ইসলাম বাদী হয়ে একটি এবং দুপচাঁচিয়া থানার ওসি জাবিদ হাসান বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন । মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে । পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর হয় । সিআইডি ঢাকা জোনের কর্মকর্তা মুন্সি আতিকুর রহমান মামলার তদন্ত কাজ শুরু করেন । তদন্ত শেষে ওই বছরের ১১ সেপ্টেম্বর সিআইডি আদালতে ৪টি মামলার চার্জশিট দাখিল করে । ৪টি মামলায় ৬ জনকে আসামি করা হয় । এরা হলো বগুড়ার কাহালু বীরকেদার ইউনিয়ন কৃষকলীগের তৎকালীন আহ্বায়ক আফলাতুর রহমান পিন্টু , তার স্ত্রী আনোয়ারা খাতুন বীথি , ট্রাকের মালিক হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি ফরেস্ট বস্তির সচীন্দ্র নাথ বর্মার ছেলে আশীষ দেব বর্মা , বগুড়া শহরের ঠনঠনিয়া তেঁতুলতলার এরশাদ আলীর ছেলে বগুড়া জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান দুলু , ট্রাক চালক হবিগঞ্জের বাহুবল উলিপুরের আলালের ছেলে আলতু মিয়া , বগুড়া শহরের মালতীনগরের তোজাম্মেল হোসেনের ছেলে জামায়াত নেতা হারুন - উর রশীদ জালাল । উক্ত মামলায় সাক্ষী করা হয় ৩৮ জনকে । আসামিদের মধ্যে আতিকুর রহমান দুলু হাইকোর্টে কোয়াশমেন্ট আপিল করেন । হাইকোর্ট ডিভিশন বিচারক আব্দুর রশীদ এবং সৈয়দ রিফাদ আহম্মেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০০৫ সালের ২৭ ফেব্রুয়ারি মামলার সব কার্যক্রম স্থগিত করেন । তারপর থেকেই প্রায় সাড়ে ছয় বছর মামলার কার্যক্রম স্থগিত থাকে । আসামি আলতু মিয়ার পক্ষে মানবাধিকার সংস্থা হাইকোর্টে আবেদন করলে হাইকোর্টে রিভিশন নিষ্পত্তি হওয়ায় তিনটি মামলা চালু হয় । অপর একটি মামলা এখনো স্থগিত রয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / সস / ১৭ . ৩৬ঘ . )
ঢাকা , ১২ জুলাই : চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক উল্টে ৪১ স্কুলছাত্র নিহত হওয়ার খবর শুনে আবু তোরাব উচ্চবিদ্যালয়ের প্রায় ১০ জন ছাত্রী শোকে মূর্ছা গেছেন । এদের মধ্যে চারজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষ এ কথা জানিয়েছেন । সোমবার ফুটবল খেলা দেখে . . . . বিস্তারিত »
শিশুর বয়স প্রতিবার স্যালাইনের পরিমাণ দুই বছরের কম ১০ - ২০ চামচ দুই থেকে ১০ বছর ২০ - ৪০ চামচ ১০ বছরের ঊর্ধ্বে যতটুকু খেতে পারে
একটা কথা আছে না . . . If there is no Madness , there will be no LOVE ! ! তারা মানে এই না যে , প্রেম করতে হলে পাগলামী থাকতেই হবে ! ! কথাটার অর্থ হচ্ছে . . প্রেম ভালবাসায় পাগলামী অবশ্যই থাকবে . . . কারো কারো বেলায় থাকে না একদম ই . . . ! ! ! এরকম একটা গল্প বলব আজ
সূর্যসেন রায় কালপলক এবং Nazmul Arifeen পছন্দ করেছেন ।
জানা যায় , আজ সকাল ১১টায় চকরিয়া শাহারবিল ইউনিয়নে কোরালখালী এলাকায় নুরুল আলম ( ৫০ ) নামের একজন বৃদ্ধ রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি সিএনজি টেক্সী তাকে ধাক্কা দেয় । এতে তিনি আহত হন । আহত ব্যক্তি ওই এলাকার মৃত মনু মিয়ার পুত্র বলে জানা যায় । অপরদিকে কক্সবাজার সদর উপজেলা খরুলিয়া ঘাট পাড়া এলাকায় আব্দু রশিদের পুত্র শিশু রিফাত ( ৭ ) রাস্তা পারাপার সমদু দ্রুতগামী সিএনজি টেক্সীর ধাক্কায় গুরুত্বর আহত হয় । আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন । আজ বিকাল ৪টায় এ ঘটনা ঘটে । অন্যদিকে পশ্চিম খরুলিয়া মধ্যম মোক্তারকুল এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় আহত হন এক ব্যক্তি । আহত ব্যক্তি ওই এলাকার মৃত অলি মদনের পুত্র আলহাজ্ব আবুল হাসিম ( ৫০ ) । আজ রবিবার বিকাল ৩টায় এ ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানান , আবুল হাসিম খরুলিয়া বাজারে গরু নিয়ে যাওয়ার সময় পেছন থেকে মোটর সাইকেল এসে ধাক্কা দেয় । এতে তিনি আহত হন । আহত অবস্থায় এলাকাবাসীরা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন ।
ঘুমন্ত অবস্থায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে বোমা ও গুলি করে । হামলায় তার স্ত্রী রিনা পারভিনও আহত হয়েছেন ।
ব্লগারদের বিনীতভাবে অনুরোধ করছি আপনারা ব্যক্তিগত বিরোধের ক্ষেত্রে পোষ্ট এবং কমেন্টে নাগরিকবিধি মেনে চলবেন :
মাদারীপুর , ১১ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : মাদারীপুরের কালকিনির কয়ারিয়া এলাকার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছে এক প্রেমিকা । অনশনের ৩ দিন পর আজ সোমবার দুপুরে এলাকার মাতুব্বরের বাড়িতে আশ্রয় নিয়েছে সে । উপজেলার চর আলীমাবাদ গ্রামে এ আলোচিত ঘটনা ঘটে । এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে , কালকিনির চর আলীমাবাদ গ্রামের আবুল মোল্লার মেয়ে আয়শা ( ১৮ ) একই গ্রামের সামছু ফকিরের ছেলে প্রেমিক রাহাতের বাড়িতে গিয়ে শুক্রবার সকালে বিয়ের দাবি জানায় । বিয়েতে রাহাত রাজি না হওয়ায় প্রেমিকা আয়শা প্রেমিকের বাড়িতে অনশন শুরু করে । আজ সোমবার পর্যন্ত ৩ দিন ধরে অনশন করেও প্রেমিক রাহাত বিয়েতে রাজি না হলে দুপুরে এলাকার মাতুব্বর বাদশা ফকির ব্যাপারটি সুরাহার করার আশ্বাস দিয়ে আয়েশাকে তার নিজের ঘরে আশ্রয় দেন । এ ব্যাপারে মাতুব্বর বাদশা ফকির জানান , মেয়েটি আমার বাড়িতে আছে এবং উভয় পরিবারের সাথে কথাবার্তা চলছে আশা করি শিগগিরই বিষয়টির সমাধান হবে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এইউ / আরআর / ১৭ . ২৪ ঘ . )
তার মৃত্যুতে জেলা বিএমএএর নেতৃবৃন্দ , সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও রাজনীতিবিদ সমবেদনা ও শোক প্রকাশ করেছেন ।
ইকেবুকোরো তশিমা কাইকাল হলে অনুষ্ঠিত সভায় টেলিকনফারেন্সের ব্যবস্থা করা হয় । টেলিকনফান্সের মাধ্যমে জাপানে বসবাসরত জাতীয়তাবাদীমণা সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়বাদের শক্তিকে ত্বরান্নিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চিফ হুয়িপ জয়নাল আবেদিন ফারুক সাহেব সকলকে শুভেচ্ছা জানিয়ে অনুরোধ করেন । তিনি বর্তমান সরকারের বিরোধীদলের উপর অত্যাচারের কিছু নমুনার কথা তুলে ধরেন । তিনি ইলিয়াস মুন্সীকে ধন্যবাদ জানিয়ে বিএনপির এই দুর্দিনে আরো ধর্য্য ধরে জাপান প্রবাসে জাতীয়তাবাদের শক্তিকে আরো বেগবান করে সরকারী দলের অন্যায় অত্যাচারের বিরোধ্যে প্রবাস থেকে আন্দোলন গড়ে তুলার আহবান জানান । তিনি জাপানে বসবাসরত সকল বিএনপির নেতা কর্মীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান । প্রথম অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব খন্দকার দেলোয়ার হুসেনের সাথে টেলিকনফারেন্স করার চেষ্টা করা হয় । তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাঝারে মোনাজাত সমাপ্ত করে টেলিকনফান্সের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ের কথা থাকলেও মাঝারে গিয়ে অসুস্থা হয়ে পড়েন ।
গোলাপগঞ্জ প্রতিনিধি : দেশব্যাপী বিএনপির ডাকা আজকের হরতালকে সফল করার লক্ষে গতকাল শনিবার গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি , যুবদল , ছাত্রদলের উদ্যোগে মিছিল ও সভা অনুষ্ঠিত হয় ।
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে । বাহারী কথার চমক । ফ্রিডম টু চুজ । এর মধ্যে সচলায়তনে চলছে - পোস্টে পোস্টে পোস্টার্মারামারি । ___ গানের জগতে অন্যতম পরিচিত নাম ইবা রহমান । গান গেয়ে তিনি দর্শকদের হৃদয়ের কোটরে পৌঁছাতে সক্ষম হয়েছেন । গান গেয়ে তিনি জাপান - বাংলা কালচারাল ফোরাম অ্যাওয়ার্ড , ঢালিউড অ্যাওয়ার্ড , ইন্দোবাংলা কালা মিউজিক অ্যাওয়ার্ড , সিজেএফবি অ্যাওয়ার্ড , বিবিএসএস অ্যাওয়ার্ড , কালাকার অ্যাওয়ার্ডসহ আরো অনেক সম্মাননা পেয়েছেন । তার এই মিউজিক ভিড্যু এলবামটা এখনো দেখি নাই । ইউট্যুবেও পাইলাম না কিছু । কেউ কিনলে / পাইলে ইউট্যুবে তুলে দিবেন প্লিজ । - ___ নোটঃ কোলাজের ছবিগুলো ইন্টারনেট থেকে নেয়া । লিংক এখন পাচ্ছি না । .
ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও - পঞ্চগড় মহাসড়কের সালন্দর নামক স্থানে পিকআপ ও মাহিন্দ্র ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার সুবল চন্দ্র বর্মন ( ২৯ ) নিহত , আহত হয় প্রায় ১৫ জন । প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায় , গতকাল শুক্রবার সকাল ৯টার সময় ঠাকুরগাঁও - পঞ্চগড় মহাসড়কের সালন্দর নামক স্থানে কাজী ফার্মের মুরগীবাহী পিকআপ ও মাহিন্দ্র ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষে ঘটনাস্থলে মাহিন্দ্র ট্রাক্টরের ড্রাইভার সুবল চন্দ্র বর্মন নিহত হয় । আহত হয় আব্দুল মান্না ( ৩৫ ) , রহিম ( ৩০ ) , আলিউল্লাহ ( ৩২ ) , মোবারক হোসেন ( ২৬ ) , সিরাজুল ইসলাম ( ১৮ ) , রেজেকুল ( ২২ ) , আশরাফুল ( ৩৫ ) , সিরাজুল হক ( ১৮ ) , সফিকুল ইসলাম ( ২১ ) আমজাদ হোসেন ( ৩০ ) , খোকন ( ২৫ ) সহ প্রায় ১৫ জন । তাৎক্ষনিকভাবে তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় । এদের মধ্যে ৪ জনের অবনতি হলে তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় । মহিন্দ্র ট্রাক্টরটি দুমরে মুচরে যায় । এলাকার লোকজন একঘন্টা ধরে রাস্তা অবরোধ করে রাখে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
আহৃ কদিন ধরে আর শান্তি নাই আমার ৫০০ গিগার হার্ডডিক্স নষ্ট । বেশ কিছু দিন ধরে আমার পরিচিত যত কম্পিউটারের দোকান ছিল সব কটা ঘুরে ঘুরে হয়রান সবাই বলে এই হার্ডডিক্স ফেলে দিন এটা হবেনা । আমার এক মামা বিদেশ এটা পাঠিয়েছিল তা দুই মাস খুব মজা করে ব্যাবহার করলাম । বহু মুভি সংরক্ষন করেছিলাম । আমি যখন কার কথা বলছি তখন আমি সবে মাত্র কম্পিউটার কিনেছি । আমার মন খুব খারাপ হয়ে গেল এবং আমিও হাল ছেড়ে দিলাম । বাসায় এসে বসে আছি । আমি যখন ক্লস সিক্সে পড়ি তখন কম্পিউটার শিক্ষা নামে একটা বই ছিল এটাতে হার্ডডিক্স এর একটি চিত্র ছিল সেখানে হার্ডডিক্স এর ভেতর একটি সিডির মত কি যেনো দেখেছিলাম এবার ওটা বাস্তবে দেখার জন্য আমার খুব কৌতুহল হল । লেগে পড়লাম হার্ডডিক্স খোলার কাজে সবকটি স্ক্রু খোলার পরেও হার্ডক্সিস খোলেনা আমিও দমবার পাত্র নই এবার দা নিয়ে আসলাম দা দিয়ে মার শুরু করলম কিন্তু এ ব্যাটা দেখি আমার বস খোলেনা এবার দু - তিন আছাড় মারলাম লাভ হলো না । আমার এ দিকে আমার মা বললেন কি শিবলী গোসল করবিনা একটা বাজে তোর কাপড় গুলো বুয়া আবার ধুয়ে দেবে . . . . . . এবার আমার বেশ বিরক্ত লাগলো । হার্ডডিক্সটা কম্পিউটারে লাগিয়ে গোসাল করতে গেলাম সাওয়ারে বেশ কিছুক্ষন ভিজলম আর ভুলেই গেলাম আমার কম্পিউটারের হার্ডজিক্স অচল । গোসল করে এসেই স্বভাব মত কম্পিউটার অন করলাম তার পর উইন্ডোজ ওপেন হাবার পর আমার মনে হল আমার হার্ডডিক্স তো নষ্ট মেসিন চালু হল কিভাবে তারপর রিস্টাট দিলাম না সব ঠিক আছে । হার্ডডিক্স খুলে আবার লাগাম চালু হল আমি তো আবাক । এবং এই হার্ডডিক্স আমি এখোনো ব্যাবহার করছি পরে হার্ডডিক্স না খোলার রহস্য আমি উৎঘাটন করি এর মাঝ খানে একটি স্ক্রু থাকে আমি এ স্ক্রুটা স্টিকারের জন্য দেখতে পাইনি ।
রসুনী আইসা কইলো জমিলার মা তুমি এইখানে চিক্কুর পারো কেন ? তুমি কই আছিলা ? সোহাগ তোমারে কয় নাই তোমার মাইয়ারে বড় হাসপাতালে লইয়া গেছে রমিজে , চিক্কুর দিয়া কানতেছিল , পেডের বিষে , গড়া গড়ি দিতাছিল , মুখ দিয়া মেলা রক্ত বাইর হইছে , রমিজ ওরে লইয়া তোমারে খবর দিতে পাডাইলো সোহাগরে । ও বুবু কি কও ? আমার মাইয়া কই আমার মাইয়া , কি অইছে আমার মাইয়ার কি অইছে ? সোহাগ ছুইটা আইসা মোমেনারে ঝাঁকি দিয়া কইলো তুমি এহনো এইহানে , তোমার মাইয়াতো মইরা গেছে গা । রমিজ কাকায় ওর লাশ লইয়া আসতেছে । ও আল্লাহ এইডা তুমি কি করলা ? ও আল্লাহ গো , শাড়ির খুটে বানধা টেকাটা আষ্টে পিষ্টে সাপের মত পেচায় ধরতাছে মোমেনারে , আইজকা মেঘের দিন , মেঘ , টেকা , সব একলগে ঝাপটায় ধরছে মোমেনারে । বস্তির মাইনষেই লাশ দাফন করল , রমিজে আগ বাড়ায় বেবাক কাম করল , কব্বরের জমি পাওন এত ঝামেলার কাম এই শহরে তাও কই থেকে হেইডাও যোগার কইরা ফেলছে । মোমেনা মানুষটারে দেখতাছে , মাইয়াও তো গেলো , শেষ । এহন নয়া জীবন শুরু করবার পারে , মাইয়ারে কামে থুওন লাগতো না , এতিম খানাত ও দেয়া লাগতো না । বেবাক মানুষ গেছে গা । পরনের ভিজা শাড়ি খুলনের সময় খুটের টেকাটা হিসহিস কইরা উঠল যেন । এমুন মেঘের দিনে কেমুন গরম লাগতেছে গাও কুটকুট করতাছে ।
আমার রঙের বাজার পড়ার আমন্ত্রণ রইল . ইনশা - আল্লাহ আপনার লেখা গলু আমি ভবিষ্যতে পড়ব .
প্রকাশ করা হয়েছে : লিখতে মন চাইসে বিভাগে । সর্বশেষ এডিট : ১১ ই মার্চ , ২০১০ রাত ১১ : ২২
নীলফামারী , ১০ জুলাই : বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নীলফামারীর ডিমলার পল্লীতে মাকে জিম্মি করে এক কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়েছে ।
ঢাকা , ২৭ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর ১ লাখ ২০ হাজার জন হজ যাত্রী হজ পালনের জন্য সৌদি আরবে যেতে পারবে । এর মধ্যে ব্যালটি ( সরকারি ব্যবস্থাপনায় ) ১৫ হাজার এবং নন - ব্যালটি ( বেসরকারি ব্যবস্থাপনায় ) ১ লাখ ৫ হাজার হজে যাবেন বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো . শাহজাহান মিয়া । আজ সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান । গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরো জানান , সরকারি ব্যবস্থাপনায় ২০১১ সালে হজে যেতে ইচ্ছুক প্রত্যেক হজযাত্রীর জন্য খাওয়া ও কোরবানি বাবদ খরচ বাদে হজের খরচ ২ লাখ ৫৯ হাজার ৪২ টাকা ধার্য করা হয়েছে । এছাড়াও ৩০ হাজার টাকা ( ১ হাজার ৫শ সৌদি রিয়াল ) কুরবানি এবং খাওয়া খরচ বাবদ সঙ্গে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে । এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে শাহজাহান মিয়া বলেন - ' ২০০১ সাল থেকে এ পর্যন্ত হজ মৌসুমে সরকারি খরচে কাউকেই হজ পালন করানো হয়নি । তবে হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ প্রতিনিধি দল , হজ প্রশাসনিক দল , হজ মেডিকেল দল পাঠানো হয়েছে । ' মোহাম্মদ শাহআলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান , আর্থ - সামাজিক শান্তি - শৃঙ্খলা রক্ষার্থে ইমামদের প্রশিক্ষণ দেয়ার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া । সংসদের একমাত্র স্বতন্ত্র সাংসদ মো . ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে শাহজাহান মিয়া জানান , চলতি অর্থবছরে ( ২০১০ - ১১ ) সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় ২৪টি মসজিদে ১ লাখ ৩০ হাজার টাকা এবং ৬টি মন্দিরে ৩০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে । মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামানিকের প্রশ্নের জবাবে তিনি জানান , বাংলা ভাষায় ধর্মীয় জ্ঞান অর্জনের লক্ষ্যে পবিত্র কোরআন ও কোরআনুল কারীমের তাফসীর গ্রন্থ , সিয়াহ সিত্তাহ হাদীস , ইসলামের ইতিহাস ও ঐতিহ্য , সংস্কৃতি ইত্যাদি নানা বিষয়ক বই অনুবাদ ও প্রকাশ করা হয়েছে । মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী জানান , ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনিই দাওয়াত ও সংস্কৃতি কার্যক্রমের আওতায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব , ইমাম , মুহাদ্দিস ও প্রখ্যাত মুফাসের সমন্বয়ে প্রার্থিত ফতোয়া প্রদান করা হয় । ( শীর্ষ নিউজ ডটকম / এসকে / এইচএফ / সস / ১৭ . ০৫ঘ . )
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন গতকাল বুধবার মতলব উত্তর উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন , সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৭ জন এবং সাধারণ সদস্য পদে ১৩০ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেন । বাগানবাড়ী , ষাটনল , ফতেপুর পূর্ব ইউনিয়নে রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন নির্বাচন অফিসার মোঃ শেখ ফরিদ । ইসলামাবাদ , এখলাছপুর , জহিরাবাদ ইউনিয়নে রিটানিং অফিসারের দায়িত্বে রয়েছেন উপজেলা কৃষি অফিসার মোঃ ছাইফুল আলম । মোহনপুর , ফতেপুর পশ্চিম ইউনিয়নে রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ গিয়াস উদ্দিন ইবনে রহমান । ফরাজীকান্দি , দূর্গাপুর ইউনিয়নে রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন উপজেলা প্রকৌশলী মোঃ আঃ সামাদ । সুলতানাবাদ ও সাদুল্যাপুর ইউনিয়নে রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আতাম বোরহান উদ্দিন । প্রার্থীরা স্ব - স্ব রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন । এসময় প্রত্যেক প্রার্থীকে নির্বাচন কমিশন কর্তৃক ভোটার সিডি প্রদান করা হয় । ষাটনল ইউনয়নে চেয়ারম্যান পদে , মোঃ আবু হানিফ , মোঃ রোকনুজ্জামান , মোঃ আঃ ছাত্তার , মোঃ ফেরদাউস আলম , একেএম শরীফ উল্যাহ সরকার । সংরক্ষিত মহিলা পদে ২ জন , সাধারণ সদস্য পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন । বাগানবাড়ী ইউনয়নে চেয়ারম্যান পদে , মোঃ মোশারফ হোসেন মাষ্টার । সংরক্ষিত মহিলা পদে ২ জন , সাধারণ সদস্য পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন । সাদুল্যাপুর ইউনয়নে চেয়ারম্যান পদে , মোঃ ইউসুফ , আনিসুর রহমান পাটোয়ারী । সংরক্ষিত মহিলা পদে ২ জন , সাধারণ সদস্য পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন । দূর্গাপুর ইউনয়নে চেয়ারম্যান পদে , মোঃ ইসমাইল হোসেন , আবুল খায়ের , নিজাম উদ্দিন রাঢ়ী । সংরক্ষিত মহিলা পদে ১ জন , সাধারণ সদস্য পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন । মোহনপুর ইউনয়নে চেয়ারম্যান পদে , এম সিরাজুল আলম । সংরক্ষিত মহিলা পদে ৪ জন , সাধারণ সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন । এখলাছপুর ইউনয়নে চেয়ারম্যান পদে , এ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন , মোঃ নজরুল ইসলাম , গোলাম ফারুক , সাহাদাৎ হোসেন বেপারী , মেজবাহ উদ্দিন জনি । সংরক্ষিত মহিলা পদে ৪ জন , সাধারণ সদস্য পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন । জহিরাবাদ ইউনয়নে চেয়ারম্যান পদে , মনিরুজ্জামান কানু , রফিকুল ইসলাম কাজল । সংরক্ষিত মহিলা পদে ১ জন , সাধারণ সদস্য পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন । ফতেপুর পূর্ব ইউনয়নে চেয়ারম্যান পদে , হাজী মানিক , আব্দুল মজিদ বেপারী , আব্দুর রাজ্জাক মিয়া । সংরক্ষিত মহিলা পদে ৫ জন , সাধারণ সদস্য পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন । ফতেপুর পশ্চিম ইউনয়নে চেয়ারম্যান পদে , মোজাম্মেল হক সরকার , আবুল হোসেন খন্দকার , আলহাজ্ব খাজা আহমেদ , মেজবাহ উদ্দিন মজিদ , ফখরুল ইসলাম , ছলিমউল্যাহ লাভলু । সংরক্ষিত মহিলা পদে ২ জন , সাধারণ সদস্য পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন । ফরাজীকান্দি ইউনয়নে চেয়ারম্যান পদে , কামাল হোসেন গাজী । সাধারণ সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন । ইসলামাবাদ ইউনয়নে চেয়ারম্যান পদে , নাজমুল আহসান , মোঃ শাহজাহান , মোঃ আবুল বাসার । সংরক্ষিত মহিলা পদে ১ জন , সাধারণ সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন । সুলতানাবাদ ইউনয়নে চেয়ারম্যান পদে , আনিস উদ্দিন । সংরক্ষিত মহিলা পদে ৩ জন , সাধারণ সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন । - - - - - - - - - মনিরুল ইসলাম মনিরঃ
এই লাইন হবে - প্রেমিকার হাত ধরে ছেলে যায় পালিয়ে ।
পূরন রেখা হল ছোট নয়া বড় তাই নবরত্নের হল জয় কাটা মোছা ছাড়াই ।
নীলফামারী , ১২ জুলাই : নীলফামারীতে পৃথক চারজন নিহত হয়েছেন । গতকাল মঙ্গলবার সংঘর্ষে , পানিতে পড়ে , বিষপানে এবং সড়ক দুঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে । পুলিশ জানায় নীলফামারী ডোমারে সড়কের মির্জাগঞ্জ বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুর্ব জোড়াবাড়ী ম্যানেজার পাড়া গ্রামের আফজাল হোসেন ( ৪০ ) নিহত হয় । এদিকে সৈয়দপুর উপজেলার বাঁশবাড়ী গ্রামে ছাগল ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু ' পক্ষের সংঘর্ষে রমজান আলী ( ৬৫ ) নামে এক বৃদ্ধের মৃত্যু হয় । একই উপজেলার দক্ষিণ গোলাহাট গ্রামের আফতাব আলীর ছেলে মানিক শাহ্ ( ৪৫ ) . . . বিস্তারিত »
রহিম মোহাম্মদ , সন্দ্বীপ : সন্দ্বীপে দাবীকৃত টাকা না দেয়ায় মা ও মেয়ের নৃশংস খুনের ঘটনা ঘটেছে । ৭ জুলাই সন্ধ্যা ৭টায় উপজেলার গাছুয়া ইউনিয়নের বীনা হাজির বাড়ির প্রবাসী আব্দুল কাদেরের গৃহে এ ঘটনা ঘটে । পুলিশ এবং পারিবারিক সূত্রমতে প্রবাসী আব্দুল কাদেরের ভাগিনা আমির হোসেন ( ২২ ) দাবিকৃত টাকা না পেয়ে পরিকল্পিতভাবে মামী নিলুফা বেগম ( ৩২ ) ও মামাতো বোন স্মৃতিকে ( ৭ ) নির্মমভাবে কুপিয়ে হত্যা করে । হত্যা প্রচেষ্টায় বেঁচে যাওয়া অপর মামাতো বোন সাথী ( ১১ ) আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে ।
আগামী ২৫ - ১২ - ২০১০ ইং শনিবার ফেনী জেলা মজলিসে দাওয়াতুল হকের দিন ব্যাপী ইজতিমা স্থানীয় মিজান ময়দানে অনুষ্ঠিত হবে । মজলিসে দাওয়াতুল হকের আমির , ঢাকা যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম , মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান , বসুন্ধরা মাদরাসার মুহতামিম , মুফতী আব্দুররহমান , চট্টগ্রাম জিরি মাদরাসার মহা পরিচালক পীরে কামেল আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব সহ বিশিষ্ট উলামায়ে কেরাম বক্তব্য রাখবেন ।
উল্লেখ্য , গত মার্চ থেকে ক্ষমতাসীন বাশার আল আসাদের বিরুদ্ধে গণআন্দোলনে সহিংসতায় এ পর্যন্ত এক হাজার ৩৫০ জনেরও বেশি বেসামরিক নাগরিক ও ৩৫০ জন নিরাপত্তাবাহিনীর সদস্য নিহত হন । দমন পীড়ন চলতে থাকায় সরকারের সঙ্গে কোন ধরনের আলোচনায় যেতে অস্বীকৃতি জানিয়েছে আন্দোলনকারীরা । এদিকে , সিরিয়ায় সরকারী বাহিনীর সহিংসতার নিন্দা জানিয়েছে ফ্রান্স । তারা সিরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ।
এনামুল হক যশোর , ১৪ এপ্রিল : যশোরের বড়বাজার ব্যবসায়ী সমিতির নেতা রফিকুল ইসলাম চৌধুরী ওরফে মুল্লুক চাঁনকে অপহরণ করা [ বিস্তারিত ]
টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে দু ' মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচনোত্তর সংঘর্ষে মহিলা সহ উভয়পক্ষের ২৪জন আহত হয়েছে । আহতদের মধ্যে ১৩জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে ।
হামিদ সুমনকে আইটেক পরিবারে স্বাগতম । আশাকরি নিয়মিত হবেন ।
পরশু ছবি তুলছিলাম কিছু স্টেডিয়ামের আশেপাশে । এইখানে দিলাম । একটা ছবিও ভাল না , তার জন্য ৩০ % দায়ী আমার ক্যামেরা , যার রাতের বেলা তোলা ছবির সাথে একটা চাইনিজ মোবাইলের ইনবিল্ট ক্যামেরায় তোলা ছবির কোন তফাৎ থাকেনা , ৪০ % দায়ী আমার ফোটোগ্রাফি সম্পর্কে কিছুই না জানা আর বাকি ৩০ % দায়ী এই ব্লগের আজব ছবি আপলোডাবার সিসটেম , আন্ধারে তোলা চরম গ্রেইনওয়ালা ছবির কোয়ালিটি কমাইতে কমাইতে নাই করতে হইছে ছবি পোস্টাবার জন্য । গত দুইঘন্টার অমানুষিক পরিশ্রমের পর ছবি উঠাবার তরিকা শিখতে পারলাম , এই কারনে এখন কিছু লিখতে পারুমনা , শুধু ছবি দেখেন বইসা বইসা ।
এখানে আপনার টেক্সট লিখুনএখানে আপনার টেক্সট লিখুনএখানে আপনার টেক্সট লিখুনএখানে আপনার টেক্সট লিখুনএখানে আপনার টেক্সট লিখুনএখানে আপনার টেক্সট লিখুনএখানে আপনার টেক্সট লিখুনএখানে আপনার টেক্সট লিখুনএখানে আপনার টেক্সট লিখুনএখানে আপনার টেক্সট লিখুনএখানে আপনার টেক্সট লিখুন
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায় , সকাল ১১টায় উপজেলার নুরুল্লাপুর এলাকায় লালপুর থেকে ঈশ্বরদীগামী একটি টেম্পুর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে । দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দু ' জন কে মৃত ঘোষণা করেন ।
আউল = পেন্টিয়াম ২ উইথ ৩২ মেবা মেমরী ( কারনটা বললে মাইর খাওয়ার ব্যপক সম্ভাব্যতা আছে । )
যুদ্ধপরাধীদের বিচার । এ বিচার হবেই । পাশাপাশি আপনার ব্যানার শ্লোরগান সহ ডিজিটাল বাংলাদেশে ' ২ মেগাবাইট পার সেকেন্ড গতির সাবক্ষণিক ইন্টারনেট চাই ' এই দাবীটি জোর দার করুন । ক্লিক করে বসে থাকতে আর পারছি না । ব্যান্ডওয়াইডথ না বিক্রি করে আমাদেরকে প্রতি মাসে ৯০ টাকায় ২ মেগাবাইট পার সেকেন্ড গতির সাবক্ষণিক ইন্টারনেট . . .
নিউজ বিএনএ ডটকম , ঠাকুরগাঁও , ১৩ জুলাই : ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদকে ২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত । বুধবার দুপুর দেড়টায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও হরিপুর উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশিদ এ রায় দেন । পুলিশ জানায় , বুধবার সকাল৭টার সময় হরিপুর উপজেলার বনগাঁও গ্রামের দবিরুলের বাড়ী থেকে ফেনসিডিল নিয়ে ঠাকুরগাঁওয়ের উদ্যেশ্যে রওয়ানা হয় । গেদুড়া ইউনিয়নের গ্রাম্য পুলিশ আজিম উদ্দিন কালামের গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করে । এ সময় গ্রাম পুলিশের সাথে তর্কে লিপ্ত হয় কালাম । এক পর্যাযে কালামের দেহ তল্লাশী করে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে গ্রামপুলিশ সদস্যরা । পরে থানায় খবর দিলে পুলিশ এসে কালামকে গ্রেপ্তার করে । কালামের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার লক্ষিপুর গোয়াল পাড়া গ্রামে । হরিপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন করিব ঘটনার সত্যা নিশ্চিত করে বলেন , আবুল কালাম আজাদের বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় ৪ টি এবং বালিয়াডাঙ্গী থানায় একটি মাদক আইনে মামলা রয়েছে । প্রতিবেদন : তানিয়া সরকার , সম্পাদনায় : পুলক সরকার ।
ভুদাই বলেছেন : কোনটা ছাইড়া কোনটা নিরে ভাই । মাথা পুরা আউলা জাউলা হয়া গেলোরে . . . .
জানা গেছে , তাহির আলী বছর খানেক ধরে বিশ্বনাতে নিজ বাড়িতে বসবাস করছিলেন । তার ছেলে মাস খানেক আগে বাবা মাকে দেখতে দেশে আসেন ।
চৈত্রের খর দুপুর । ঘর্মাক্ত বালিশ ভেজা তন্দ্রায়িত চোখ , খটখট শব্দে হঠাৎ চোখ মেলে দেখি , মা আমার সেলাই মেশিনে কাস্তমারদের কাপড় সেলাই করছে । বললাম , মা একটু ঘুমিয়ে নাও না - মা বলে নারে তোরা ঘুমা ।
নআগরিক কি তোমার বাপের বাকশালী সম্পত্তি নাকি ? যুক্তি দাও - - - গাল নয় ?
মৌলভীবাজার , ২ জুলাই : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাগপুর ইউনিয়নের কুমারশাইল গ্রামে মুক্তিযোদ্ধা আবুল খালিকের বাড়িতে ডাকাতিকালে এক ব্যক্তি নিহত হন । শুক্রবার দিবাগত রাতে ঘটনা ঘটে । নিহতের নাম আনোয়ার হোসেন ( ২৭ ) । তিনি গ্রামের সফর উদ্দিনের ছেলে ।
ছেলে বাবাকে চিঠি দিয়েছে । চিঠির মূল বক্তব্যঃ জলদি কিছু টাকা পাঠাও । ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাচ্ছে । বাবা জবাবে জানতে চাইলেনঃ ঘড়ির কাঁটা এগিয়ে গেলে টাকা পাঠাতে হবে কেন ? পরের চিঠিতে ছেলে লিখলঃ এক ঘন্টা আগানো কাঁটাওয়ালা একটা ঘড়ি কিনতে হবে না ? আমার এখন যে ঘড়িটা আছে - ওটাতে তো কাঁটা নাই - ডিজিটাল
অনির্বাণ তার বীণা শোনে শুধু অনন্ত কাল আর অনন্ত আকাশ …
আমার এক ফিলিপিনো বন্ধু আমাদের সাথে আজ প্রায় ৫ বছর সে আমাদের রান্না করা খাবারের বেশ আসক্ত প্রায় সময় আমাদের সাথে খাবার খায় । মিডিয়াম ঝাল তার পছন্দ , একদিন আমরা বেশ ঝাল করে মাংস রান্না করেছি , সেও আমাদের সাথে বেশ মজা করেই খাইয়াছে । কিন্তু পরদিন তার পেটের বারটা বাজছে , মানে পাতলা শুরু । আমাকে ফোন করে বল্লো আমি ভাল নেই । আমি বল্লাম কেন ? সে বল্লো বাংগালি স্পাইসি ফুড ভেরি ভেরি গুড
By মেহেদী হাসান মুন্না Mehedi Hasan Munna বাবুগঞ্জ ( Babuganj ) দেখা হয়েছে : ০ বার যোগাযোগ ব্যবস্থা
এদিকে বাঁধ ছুটে যাওয়ার সংবাদে সন্ধ্যার আগে ওই এলাকায় ছুটে যান ভোলার জেলা প্রশাসক মোঃ মেসবাহুল ইসলাম , সদর উপজেলা চেয়ারম্যান ফজলুল কাদের মজনু মোল্লা , সদর ইউএনও মোঃ সেলিম ফকিরসহ রাজনীতিবদিও প্রশাসনিক কর্মকর্তারা । জেলা প্রশাসক মোঃ মেসবাহুল ইসলাম জানান , ছুটে যাওয়া বাঁধ দ্রুত নির্মানের জন্য পাউবোকে নির্দেশ দেওয়া হয়েছে । উপজেলা চেয়ারম্যান ফজলুল কাদের মজনু মোল্লা , নিমর্জ্জিত এলাকা ঘুরে দেখেন এবং সমবেদনা জানান । তিনি দ্রুত বাঁধ সংরণের জন্য ব্যবস্থা নেওয়া কথা বলেন ।
বেনাপোল , ১১ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : সীমান্তবর্তী উপজেলা শার্শার দূর্গাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লালমতি বেগম ( ৩০ ) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে । আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে । শার্শা থানার এএসআই মতিয়ার রহমান জানান , লালমতি বেগম কয়েকদিন আগে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে । সকালে বাবাকে মাঠ থেকে বাড়িতে আনার পথে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । এ ব্যাপারে থানায় মামলা হয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / ডিএইচ / এএইচ / ১৫ . ০৪ঘ . )
লেখক বলেছেন : আমার কান্দন দেইক্কা যীশূ হাসে ?
সব চাইতে আশ্চর্য বিয়ষ হলো , তিনি ডাবগাছ , খেজুর গাছেও উঠতে পারেন । গাছের ডাল কাটতে খেজুর গাছ কেটে রস জোগাড় করতে তিনি এখনো গাছে ওঠেন । এছাড়া তিনি আইসক্রিমও বিক্রি করেন । টাকা গুনতেও তার অসুবিধা হয় না ।
ঢাকা , ১১ জুলাই ( শীর্ষ নিউজ ডেস্ক ) : গত বছর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে যুক্ত হন বলিউড বাদশা শাহরুখ খান । যুক্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পেয়ে গিয়েছিলেন রেকর্ড সংখ্যক ১০ হাজার অনুসারী বা ভক্ত । এবার টুইটারে আরেকটি নতুন রেকর্ড গড়লেন এই বলিউড তারকা । এই রেকর্ডটি হলো_ বর্তমানে তাঁর অনুসারীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে । এছাড়া বলিউড তারকাদের মধ্যে গত মাসে প্রথমবারের মতো টুইটারে প্রিয়াঙ্কা চোপড়ার অনুসারীর সংখ্যা দাঁড়ায় ১০ লাখ । এই মাইলফলকের কাছাকাছি অবস্থানের অন্য বলিউড তারকারা হলেন অমিতাভ বচ্চন ( ৮ লাখ ৯৭ হাজার ৬৪৫ ) ও সালমান খান ( ৮ লাখ ১৭ হাজার ৫৬৮ অনুসারী ) । ৪৫ বছর বয়সী এই শাহরুখ খানের অনুসারীদের মধ্যে রয়েছেন ক্রিকেটার শচীন টেন্ডুলকার , লেখক ও রাজনীতিক শশী থারুর , অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মতো বহু বিখ্যাত ব্যক্তিত্ব । বিষয়টি দারুণভাবে উপভোগ করছেন শাহরুখ । টুইটারে লিখেছেন , ১০ লাখ অনুসারী যুক্ত হওয়ার আনন্দে মেয়েকে নিয়ে বাম্বি দেখছি । আমি উচ্ছ্বসিত বোধ করছি । সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার প্রতি রইল ভালোবাসা । ( শীর্ষ নিউজ ডটকম / এমএইচ / এস / ২১ . ৪২ ঘ . )
" কি কর লো চন্দ্রাবতী ঘরেতে বসিয়া | " সখিগণ কয় কথা নিকটে আসিয়া | | শিরে হাত দিয়া সবে জুড়য়ে কান্দন | শুনিয়া হইল চন্দ্রা পাথর যেমন | | না কান্দে না হাসে চন্দ্রা নাহি বলে বাণী | আছিল সুন্দরী কন্যা হইল পাষাণী | | মনেতে ঢাকিয়া রাখে মনের আগুনে | জানিতে না দেয় কন্যা জল্যা মরা মনে | |
আমি জানিনা আমার লেখা আপনাদের কেমন লাগে । হয়তো খারাপ আবার হয়তো ভাল । যাদের কাছে আমার লেখা ভাল দয়া করে আমাকে ভোটের মাধ্যমে উত্সাহ দিন ।
ভাই সুধু জিগাইতে পারে তাই না , আমারে অলরেডি একজন ডিজুস জিগায়া বয়ছে
নির্বাচন অফিসের স্টাফ ইয়াছিন জানান , বৃহস্পতিবার অফিস যথারীতি তালা দিয়ে আমরা চলে যাই রোববার সকালে অফিসে এসে দেখি চুরি হয়েছে ।
চেয়ারম্যান ছালামত উল্লাহর সঙ্গে বাগদ - ী প্রা . বিদ্যালয় পরিচালনা পরিষদের মতবিনিময়
নিজের চরিত্র সম্পর্কে মাহফুজ এফএনএসকে বলেছেন , ' আমাকে এই নাটকে ড্যামকেয়ার একজন অপরাধীর চরিত্রে দর্শকরা দেখতে পাচ্ছেন । আমার চরিত্রটির নাম বিকাশ , যে একজন পেশাদার খুনি । আমি এখন প্রেমের নাটকের তোড়ে ভেসে যাচ্ছি । অথচ যখন অভিনয় শুরু করি , তখন নির্মাতারা আমাকে অপরাধীর চরিত্রেই বেশি কাস্ট করতেন । এরপর একদা নুরুল হুদাতে অভিনয় করার পর সবাই আমাকে গ্রামের যুবক চরিত্রের জন্য নিতে থাকলেন । এবার আবারো অনেক দিন পর অপরাধীর চরিত্রে অভিনয় করলাম । এরপর থেকে হয়তো আবারো সবাই আমাকে অপরাধী চরিত্রেই নেওয়া করা শুরু করবেন । ' মাহফুজের মতে , ' এখানে এখন নাটকের কোনো স্ক্রিপ্টই তৈরি হচ্ছে না । এ জন্য আমরা অভিনেতারা দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারছি না । ' মাসুম রেজার রচনায় নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নওশাবা আহমেদ । অন্যান্য চরিত্রে রয়েছেন সৈয়দ হাসান ইমাম , তারিক আনাম খান , ওয়াহিদা মল্লিক জলি , সালাহউদ্দিন লাভলু , আজিজুল হাকিম , জাহিদ হাসান প্রমুখ । এখন পর্যন্ত নাটকটির ২৬ পর্বের শুটিং সম্পন্ন হয়েছে ।
আপনারা অনেকেই হয়তো EASEUS Partition Master এর নাম শুনেছেন বা ব্যাবহার করেছেন । হার্ডড্রাইভ পার্টিশন করার জন্য এটি একটি অসাধারন সর্ফটওয়্যার । EASEUS Partition Master এর Home Edition বিনামূল্যে ডাউনলোড করা যায় এইখান খেকে । কিন্তু সাম্প্রতিক Online . . .
বাজেটের ওপর একটা পোস্ট আসা জরুরি ছিলো আসলে . . . চমৎকার লাগ্লো । আপনার লেখা দিন দিন শুধু ভালোই লাগছে . . . কিপিটাপ ম্যান !
নিয়ম ভাঙার কারিগর বলেছেন : আহা ! বড়ই সৌন্দর্য ! আসলেই নাচা শুরু করসি !
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিদ্রোহের মামলায় আগামীকাল যুক্তিতর্ক ও সাফাই সাক্ষী
দীর্ঘ ৪৩ ঘণ্টা পর মাওয়া - কাওড়াকান্দি রুটে ফেরি ও নৌযান চলাচল শুরু হয়েছে শনিবার । নিুচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল । বৃষ্টি ও দমকা বাতাস কমে আসার পর শনিবার সকাল ৮টার দিকে আবার নৌ চলাচল শুরু হয় ।
স্বাগতম । অন্যদের মত আপনাকেও নিয়মিত পাবার ইচ্ছা রাখি ।
খালিকের পরিবারের সদস্যরা জানান , " শুক্রবার রাত পৌনে দুইটার দিকে ১২ - ১৩ জন ডাকাত দরজা ভেঙে তাদের ঘরে ঢোকে । বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আবুল খালিককে গুরুতর জখম করে । পরে তারা পরিবারের অপর সদস্যদের দড়ি দিয়ে বেঁধে আলমারি ভেঙে ছয় - সাত ভরি স্বর্ণালংকার ও নগদ তিন হাজার টাকা নিয়ে বেরিয়ে যায় । পরিবারের সদস্যদের চিৎকারে পাশের বাড়ির আনোয়ার হোসেন ও মোস্তফা উদ্দিন এগিয়ে আসলে ডাকাতেরা গুলি চালায় । ঘটনাস্থলেই আনোয়ার হোসেন নিহত হন মোস্তফা উদ্দিনের বাঁ - হাতে গুলি লাগে । তাদের গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।
দেলওয়ার হোসাইন বলেছেন : অবশ্যই । ফেসবুকে এই নামেই পাবেন । আমার ই - মেইল আইডি - - ডিহোসাইন১ এট ইয়াহু ডট কম ।
বাংলা তারিখ ও বার দেখানোর এই পদ্ধতিটি সত্যিই অসাধারণ । প্রোগ্রামার ও শেয়ারকারী দুজনকেই ধন্যবাদ ।
৩ । ৮ রকাত নফল নামায , দু রকাত করে পড়তে হবে ।
তালিকাভুক্ত অপর আওয়ামী লীগ নেতারা হচ্ছেন - চট্টগ্রামের প্রাদেশিক আ সন ২৪ থেকে নির্বাচিত ' এমপিএ ' সিরাজুল ইসলাম চৌধুরী , পটুয়াখালী থেকে নির্বাচিত ' এমপিএ ' মুজিবুর রহমান তালুকদার , যশোর থেকে নির্বাচিত ' এমপিএ ' মো . মঈনুদ্দীন মিয়াজী , খুলনার ' এমপিএ ' হাবিবুর রহমান খান , বগুড়া থেকে নির্বাচিত গণপরিষদ সদস্য মো . হাবিবুর রহমান , ঢাকার মোহাম্মদপুর থেকে নির্বাচিত ' এমএনএ ' জহির উদ্দিন , লে . কর্নেল একেএম মাহবুবুল ইসলাম ( পাবনা ) , সৈয়দ হোসেইন মনসুর ( পাবনা ) , মো . আ বদুল গাফফার ( খুলনা ) , মো . সাঈদ ( খুলনা ) , মোশাররফ হোসেন শাহজাহান , একে ফায়জুল হক ( বরিশাল ) , এবিএম নুরুল ইসলাম ( ফরিদপুর ) , আ মজাদ হোসেন খান ( ফরিদপুর ) , মো . নুরুল ইসলাম ( ঢাকা ) , আ খতারুজ্জামান ( ময়মনসিংহ ) , সৈয়দ বদরুজ্জামান ওরফে এসবি জামান ( ময়মনসিংহ ) , ডা . আ বুল হাসেম ( সিলেট ) ।
ঝিনাইদহ , ১০ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : ঝিনাইদহের কালীগঞ্জে সপিরিটপানে এক জনের মৃত্যু হয়েছে । মৃত ব্যক্তি আশাদুল ইসলাম ( ৫১ ) কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের সুবিদ আলীর ছেলে । এর আগে শনিবার রাতে জেলার মহেশপুরের . . . . বিস্তারিত পড়ুন »
এই কদিন ধরে আইটেক বাংলায় অনিয়মিত হয়ে গেলাম । ইন্টারনেট প্যাকেজ শেষ । আপাতত নতুন করে একটিভ করছি না । P7 এই চলার চেষ্টা করছি দেখি পারি কি না । ধূর ছাই এইটাও একটা আজাইরা প্যাচাল ।
সেকালের পর্দ্দা - আমি যে সময়কে সেকাল বলছি , তা সত্য - ক্রেতা - দ্বাপর যুগ নয় কিন্তু - সে আমাদের যৌবনকালের কথা - এই পঞ্চাশ বৎসর পূর্ব্বের কথা । সে সময় আমরা পর্দ্দার যে রকম কঠোর , তথা হাস্যকর ব্যবস্থা দেখিয়াছিলাম , সে সকল দৃশ্য এখনও আমার চরে সম্মুখে ছবির মত জেগে আছে । তারই গুটিকয়েক দৃশ্যের সামান্য বর্ণনা দিতে চেষ্টা করিব ।
শনিবার রাতে পঞ্চগড় থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি কোচের সঙ্গে বগুড়া থেকে রংপুরগামী মালবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন । এসময় ওই এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় ২০জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ।
ঝিনাইদহ , ৭ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : ঝিনাইদহে ব্যবসায়ীকে হত্যার দায়ে দুই কিশোরের প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা আদায়ের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত । . . . . বিস্তারিত পড়ুন »
1 . পঞ্চগড় সীমান্ত থেকে অপহৃত বাংলাদেশি যুবক সম্পর্কে জানে না বিএসএফ 2 . পঞ্চগড়ে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন 3 . বাংলাবান্ধা স্থলবন্দরে শ্রমিকদের সড়ক অবরোধ , কার্যক্রম বন্ধ 4 . সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম বিল পাসের প্রতিবাদে পঞ্চগড়ে সংখ্যালঘুদের অনশন 5 . পঞ্চগড়ে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ
আশরাফ সিদ্দিকী । গাজীপুর সদর উপজেলার পিরুজালি গ্রামের বিদেশ ফেরত যুবক । বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল গবেষক মোঃ জিল্লুর রহমানের পরামর্শে চার বছর আগে শুরু করেন বিজ্ঞানভিত্তিক লিচু চাষ । চলতি মৌসুমে পেয়েছেন কাংখিত সাফল্য ।
By মোঃ লুৎফর রহমান Panchagarh দেখা হয়েছে : ০ বার প্রাকৃতিক দূর্যোগ
সোমবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন । ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের খাসকামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন । জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন । ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া পরিমল জয়ধরকে ৭ জুলাই বাডডা থানা পুলিশ আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেয় । এই রিমান্ডের সময় কাল শেষ হওয়ার কথা ছিল ।
By Shapma Rajshahi দেখা হয়েছে : ০ বার পরিবেশ
বরিশাল জেলা বিএনপি ' র যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় সহ - সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম খান রাজন বেঁচে থাকলেও তার চক্ষু ঠিক করা কঠিন হবে । বুকের পাঁজর ভেদ করে ছুরি ঢুকে যাওয়ায় আর কখনো স্বাভাবিক জীবনে রাজন ফিরতে পারবেন কি না তা নিয়েও চিকিত্সকরা সংশয় প্রকাশ করেন । রাজন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন । সোমবার দলীয় প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হন ।
ঢাকা , ১১ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দাখিলকৃত ফরমাল চার্জ ( আনুষ্ঠানিক অভিযোগের ) বিষয়ে আগামী ১৪ জুলাই শুনানি হবে । তার জামিন আবেদনের শুনানিও একই দিন অনুষ্ঠিত হবে । আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এ তারিখ নির্ধারণ করেন । ওইদিন সাঈদীকে হাজির করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন । এর আগে প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু সাঈদীর বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করেন । গত ৩১ মে ১১ জুলাইয়ের মধ্যে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন অথবা তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছিলো ট্রাইব্যুনাল । ৩১ মে শুনানির জন্য সাঈদীকে হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে আনা হলেও অসুস্থ হয়ে পড়ায় তাকে ফের হাসপাতালে ফেরত পাঠানো হয় । পরে শুনানিতে সাঈদীর জামিন আবেদন খারিজ করা হয় । সাঈদীর পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন । উল্লেখ্য , ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার এক মামলায় সাঈদীকে গত বছর গ্রেফতার করা হয় । এরপর তাকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতার দেখানো হয় । তদন্ত সংস্থার সদস্যরা সাঈদীর নিজ এলাকা পিরোজপুরে তদন্ত চালিয়ে যুদ্ধাপরাধে তার জড়িত থাকার প্রমাণ সংগ্রহ করেন । এছাড়া গত ১২ মে ধানমণ্ডির সেফ হোমে নিয়ে তাকে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয় । ( শীর্ষ নিউজ ডটকম / এমএএইচ / টিএইচ / এএইচ / ১৪ : ২৬ঘ . )
এদ্দিন আমাদের এই গল্পকবিতার জগত টা ছিল মনিটরের চৌকোনো পরিসরে . সবাই সবাইকে জানি , কথা বলি হরহামেশাই . অদৃস্য এক মমতার বাধনে জড়িয়ে আছি আমরা সবাই . কিন্তু তারপরেও আমরা কেও কাওকে চিনিনা বলে মন থেকে বুঝতেও পারিনা . যার দরুন কখনো কখনো জড়িয়ে যাই ঠুনকো ঝগড়ায় . পরিণত
অগণিত পাঠক ও শুভানুধ্যায়ীর রুদ্ধশ্বাস প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশপ্রেমিক জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর দৈনিক আমার দেশ আবার প্রকাশিত হলো । দীর্ঘ ৯ দিনের ঘোর অমানিশা কাটিয়ে আলোর প্রস্ফুটন ঘটলো উচ্চ আদালতের এক ঐতিহাসিক আদেশে । দৈনিক আমার দেশ - এর প্রকাশনা ( ডিক্লারেশন ) বাতিলে সরকারি সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট । পাশাপাশি প্রকাশক হিসেবে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের করা আবেদন খারিজের আদেশও স্থগিত করেছেন আদালত । এছাড়া প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না , আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে তার কারণ জানাতে বলা হয়েছে । মহামান্য হাইকোর্টের এ আদেশের মধ্য দিয়ে সত্যের জয় হলো । এখন দেশবাসী অধীর অপেক্ষায় রয়েছে আমার দেশ - এর সাহসী সম্পাদক , দেশের স্বাধীনতা - সার্বভৌমত্বের পক্ষের অকুতোভয় সৈনিক মাহমুদুর রহমানের মুক্তির । লাখো - কোটি প্রতিবাদী জনতা দেশে - বিদেশে সংগ্রাম করছে মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে । আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এ আদেশ দেন । পত্রিকাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার - উন - নবী গত সোমবার হাইকোর্টের এ বেঞ্চে আবেদনটি দায়ের করেন । বুধবার শুনানি শেষে আদেশের এ তারিখ ধার্য হয়েছিল । আদেশের আগে বৃহস্পতিবারও শুনানি হয় । রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক । সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান । আদেশের পর আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন , এ আদেশের ফলে আমার দেশ প্রকাশে আর বাধা নেই । ইচ্ছা করলে এখনই পত্রিকাটি প্রকাশ করা যেতে পারে । তিনি বলেন , এ রায় একটি ঐতিহাসিক রায় । হাইকোর্টের এ রায়ের ফলে আইনের শাসনের বিজয় হয়েছে । হাইকোর্ট সংবাদ মাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাকে সমুন্নত রেখেছে । এ আদেশ আইনের শাসন ও গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে একটি মাইলফলক । রাষ্ট্রযন্ত্রের অবৈধ হস্তক্ষেপ ও কর্মকাণ্ডের যথাযথ জবাব দিয়েছেন হাইকোর্ট । এদিকে আমার দেশ - এর প্রকাশনা বতিল সংক্রান্ত সরকারি কালো আদেশ হাইকোর্টে স্থগিত হওয়ার খবর দ্রুত ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে দেশ - বিদেশে ছড়িয়ে পড়ার পর পত্রিকার অগণিত পাঠক , শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা ফোনে জানতে চান , আগামীকাল পত্রিকা প্রকাশিত হচ্ছে কিনা ? পত্রিকা যথারীতি প্রকাশিত হচ্ছে জেনে তারা কিছুটা স্বস্তি প্রকাশ করেন । পাঠকরা উদ্বেগাকুল কণ্ঠে মাহমুদুর রহমানের অবস্থা জানতে চান । রিমান্ডের নামে তার উওর শারীরিক - মানসিক নির্যাতনের খবর জেনে অনেক পাঠক উত্কণ্ঠা প্রকাশ করেন । এদিকে হাইকোর্টের আদেশের পরই দৈনিক আমার দেশ কার্যালয় আগের মতোই কর্মচঞ্চল হয়ে ওঠে । সাংবাদিক ও কর্মীরা তাদের দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে পড়েন । দুপুরেই আমার দেশও - এর অনলাইন সংস্করণ প্রকাশ করা হয় । এর আগে বুধবার শুনানিতে আবদুর রাজ্জাক বলেন , সংবিধানের ৩৯ অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাকস্বাধীনতা সম্পর্কিত মৌলিক অধিকারের কথা বলা হয়েছে । এ অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেয়া হয়েছে । আমার দেশের প্রকাশনা বাতিল করে সংবিধানের এ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকার ক্ষুণ্ন করেছে সরকার । সরকার পক্ষে এম কে রহমান বলেন , আইনি প্রক্রিয়া অনুসরণ করে এবং কারণ দর্শানোর নোটিশ দিয়েই পত্রিকাটির প্রকাশনা বাতিল করা হয়েছে । তিনি আরও বলেন , প্রকাশক আলহাজ হাসমত আলী অনেক আগেই পদত্যাগ করেছেন । পত্রিকাটির ডিক্লারেশন তার নামে । পদত্যাগ করার পরও বেআইনিভাবে তার নামে পত্রিকাটি প্রকাশ করা হতো । এসব কারণে যথাযথভাবেই প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে । হাসমত আলীকে প্রকাশক করে ২০০৪ সালের সেপ্টেম্বরে পত্রিকাটি প্রকাশিত হয় । এরপর ২০০৮ সালে সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকাটির ব্যবস্থাপনার দায়িত্ব নেন । সরকারের একটি গোয়েন্দা সংস্থা ১ জুন পত্রিকার প্রকাশক হাসমত আলীকে তার বাসা থেকে তুলে নিয়ে মাহমুদুর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করায় ও ডিসি বরাবর একটি দরখাস্ত দেয় । রাতে কোনো ধরনের কাগজপত্র প্রদর্শন ছাড়াই ডিক্লারেশন বাতিল করা হয়েছে বলে পত্রিকার প্রেসে পত্রিকার কিছু কপি ছাপা হওয়ার পরই এর ছাপা ও বিতরণ পুলিশ দিয়ে জোর করে বন্ধ করে দেয়া হয় । রাত পৌনে ১১টার দিকে কয়েকশ ' পুলিশ আমার দেশ অফিস ঘেরাও করে । কিন্তু কোনো বৈধ ওয়ারেন্ট ছাড়া পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করতে চাইলে সাংবাদিক - কর্মচারীরা আপত্তি জানায় । একপর্যায়ে রাত ৪টার দিকে পুলিশ জোর করে আমার দেশ অফিসে ঢুকে সাংবাদিকদের বেধড়ক লাঠিচার্জ করে সম্পাদক মাহমুদুর রহমানকে তার রুম থেকে ধরে নিয়ে যায় । গ্রেফতারের আগে প্রকাশক হাসমত আলীকে দিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা মামলার কথা বলা হলেও ২ জুন ভোরে মাহমুদুর রহমানের বিরুদ্ধে অফিসে তাকে গ্রেফতার করতে বাধা দেয়ায় আরেকটি মামলা দেয়া হয় । প্রথম মামলায় মাহমুদুর রহমানকে আদালত জামিন দিলেও দ্বিতীয় মামলায় তাকে জেলে পাঠানো হয় । ৩ জুন মাহমুদুর রহমানের বিরুদ্ধে ২ জুন কোর্টে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে একটি মামলা দায়ের করা হয় । একই দিনে হিযবুত তাহরীরের অপর একটি মামলায় মাহমুদুর রহমানকেও আসামি করা হয় । ৪ জুন মাহমুদুর রহমানের বিরুদ্ধে ২০০৬ সালে উত্তরায় সরকারি কর্মকর্তাদের নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়া হয় । একই দিনে মাহমুদুর রহমানকে পুলিশের কাজে অফিসে ও কোর্টে বাধা দেয়ার দুটি মামলায় ৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ । পরদিন হিযবুত তাহরীরের মামলা ও রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে আরও ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে নিম্নআদালত । ৮ জুন রাতে মাহমুদুর রহমানকে একদিনের রিমান্ডে নেয় কোতোয়ালি থানা পুলিশ । বর্তমানে তাকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে । প্রথম দিনের রিমান্ডে নিয়েই তার ওপর নির্যাতন করা হয়েছে বলে মাহমুদুর রহমানের ২ জন আইনজীবী বুধবার তার সঙ্গে সাক্ষাত্ শেষে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন । এছাড়া জেলখানায়ও মাহমুদুর রহমানের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে বলে মাহমুদুর রহমান নিজেই আদালতে অভিযোগ করেছেন । এছাড়া তিনি দুদিন আদালতে কথা বলার সুযোগ পেয়েছেন । সেখানে তিনি বলেছেন , সরকারের দুর্নীতি - অনিয়ম তুলে ধরা ও ভারতের আগ্রাসী তত্পরতার বিরুদ্ধে কথা বলার কারণেই তাকে গ্রেফতার ও পত্রিকা বন্ধ এবং তার ওপর নির্যাতন করা হয়েছে । আমার দেশ পত্রিকার বৈধ প্রকাশক না থাকার অভিযোগে আমার দেশের প্রকাশনা বন্ধ করে দেয় । আমার দেশ বন্ধ ও সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদ জানান সর্বস্তরের মানুষ , মানবাধিকার কর্মী , সম্পাদক , বিশিষ্ট ব্যক্তি ও পেশাজীবী নেতারা । সব জাতীয় দৈনিকের ২৮ জন সম্পাদক এক যুক্ত বিবৃতিতে আমার দেশ পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখার ও সম্পাদককে মুক্তি দেয়ার দাবি জানান । আমার দেশ - এর সাংবাদিক - কর্মচারীসহ সর্বস্তরের সাংবাদিকরা জাতীয় প্রেসক্লাবে গত ৯ দিন ধরে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন । পাশাপাশি আমার দেশ - এর ডিক্লারেশন বাতিলের সরকারি আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয় । তিন দিন শুনানি শেষে গতকাল আদালত আমার দেশ - এর প্রকাশনা অব্যাহত রাখার পক্ষে রায় দেন । এর ফলে সত্যের লড়াইয়ে আমার দেশ জয়ী হয় । http : / / www . amardeshonline . com / pages / details / 2010 / 06 / 10 / 34720
শেকড় ; তা যতই বিশ্লেষণাত্বক হউক না কেন_ প্রান্তিকতার ব্যাপারটা সেখানেই থাকে । বাল্যকাল ছড়িয়ে রয়েছে চা - পাতার ফাঁকে সেখান থেকেই বয়েস কুড়িয়ে কৈশোর রচনা করেছে যৌবনসময় । যৌবনসময় এখন হাত ধরে হাঁটে বড় ইস্কুলের । ইস্কুলের সহপাঠিগন জানে রাখালমন সবুজ আর ছায়ানীলপ্রেমি , ক্লাস নোট তাই হয়ে যায়_ এক টুকরো সবুজ , জলঢেউ আর ঘুড়ি উড়ানো দুপুর ।
সহচর বলেছেন : দেহেন কাইন্দা মনের দঃখ কিছুটা হাল্কা করতে পারেন নি ।
পোস্ট করা হয়েছে : বুধ জুন ১৭ , ২০০৯ ৯ : ০০ অপরাহ্ন
গোলাম আযমকে আইন মেনে অবশ্যই গ্রেফতার করা হবে : আবদুল হান্নান রবিবার , ৩০ জানুয়ারি 2011 ঢাকা ডেস্ক : জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে আইন মেনে অবশ্যই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল হান্নান খান । শনিবার সকালে রাজধানীর বেইলি রোডে মিনিস্ট্রিয়াল
রাজামশাই তাঁকে দেখেই বললেন , ' রানী , ঐ থালাখানা হাতে করে রেখেছ যে ? '
পথ চলবো আমরা দু ' জন , প্রতিটি জনম প্রতিটি কদম ; করলাম আমি আজ এই শপথ , প্রতিটি জনম , তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা সুহাসিনী ; তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা . . . . . . . ।
ফেনী সংবাদদাতা : ফেনী শহর জামায়াতের উদ্যোগে শহর আমীর মাওলানা মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঞা বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক আবু ইউসুফ ।
* ওগো সুন্দরী প্রিয়তমা তোমাকে ভালবেসে ভুলে গেছি জীবনের দাড়ি , কমা । তোমার সাথে দেখা হলো যখন প্রথম প্রেমে পড়েছিলাম তখন এরপর একদিন রমনা পার্কে মনের সুখে খাচ্ছিলাম বাদাম কে যেন আমার পিছনের সাইডে দিয়েছিল জোরে এক গদাম পিছন ফিরে দেখলাম যখন দাড়িয়েঁ আব্বাজান ভয়ে আমার কইলজা দুইটা হইলোরে খানখান । আব্বা বললো ক্লাস ছেড়ে পার্কে বসে ডেটিং দাঁড়াও আজকে বাড়িতে গিয়ে করবো তোমায় সেটিং বাবার কথা শুইনা আমি হইলাম পেরেশান ফোন করে সে বললো আমায় ডার্লিং , নো টেনশন । আমি বললাম , ডার্লিং তুমি থাক যদি রাজি ? তাহলে আজকেই দেরি না করে ডেকে আনবো কাজী । খানিক সময় ভাবার পরে বললে আমায় তুমি বর সাজবে আর কনে সাজবো আমি । * কথামতো আমরা দুজন কাজী অফিসে গেলাম দেরি না করে দুজনে বিয়েটা সেরে ফেললাম । বউকে নিয়ে যখন আমি অন্দরমহলে প্রবেশ করি আব্বার হাতে বাঁশ দেইখা বউয়ের মায়া ছাড়ি নতুন বউরে রাইখা আমি এখন ভবঘুরে বউ যে আমার একা একা মনটা কেমন করে । সাহস করে পরদিন আমি গেলাম শ্বশুর বাড়ি শ্বাশুড়ির কথা শুনে আমার মাথায় পড়লো বাড়ি হায় হায় একি শুনলাম বউটা যে তাদের কইন্যা নয় এই কইন্যা নাকি তাদের বাড়ির কাজের মেয়ে হয় । এই কথা শুইনা আমার মাথা আর রইল না ঠিক বাপের বাড়ি গিয়া আমি করমু আরেক পিরিত চিন্তা করলাম ছুটি ছাড়া নাইতো এখন উপায় তাইতো আমি বাড়িতে গিয়া বউরে দিলাম বিদায় * সেকেন্ড ওয়াইফ হইলো আমার পাশের বাড়ির নিলি খান নিলির রূপ দেইখা আমার মন করে আনচান । সেকেন্ড বউরে পাইয়া আমার নাইতো খুশির শেষ নিলি খানরে বিয়া কইরা হইলাম আমি নি : শেষ তার হস্তের লেখা দেখতে খুবই চমৎকার বাজারের লিস্ট পড়তে পড়তে জীবনটা ছারখার । মনে করছি বউটা আমার হবে শান্তশিষ্ট কিন্তু এ বউয়ের জ্বালায় এখন আমি অতিষ্ট * তাই ৩ নাম্বারটা করে ফেললাম আর করলাম না দেরি জীবনটা আমার ধন্য হলো পাইলাম সুন্দর ছেরি বিয়ার পর বউ আমারে ' ওগো ' বলে ডাকে ওগো বলে ডাকলে পরে মন বসে না কাজে । কাছে গিয়া বউরে আমি বললাম প্রিয়তমা বউ বলে যে কানে কানে লাগবে কারিনা স্টাইলের জামা । জামার পরও সাধ মিটেনা আরো লাগবে তার কসমেটিকস আর হাতের বালা আর মাত্র গলার হার । এত কিছু কিনার পরও সাধ মিটে না বউয়ের বউয়ের ফাদেঁ পইরা আমার বারোটা বাজে মানিব্যাগের । * অবশেষে সিদ্ধান্ত নিলাম আর করমু না বিয়া এর চেয়ে ভালো চাষাবাদ করমু গ্রামের বাড়ি গিয়া । পণ করিলাম বাসর রাতে মারমু না আর বিলাই ৩টা করেছি আর করুম না বিয়ার গুষ্ঠি কিলাই ।
ব্যাংঙের নতুন প্রজাতি আবিষ্কারে বাংলাদেশের তরুণ বিজ্ঞানীর সাফল্য লাভ !
ধন্যবাদ ভাইয়া , আপনি যে কিছু পড়ার সময় বানানের দিকে খেয়াল করেন আর সংশোধন করতে বলেন এ বিষয়টি আমার ভাল লাগে ।
কপিরাইট © ২০১১ আমাদের বরিশাল কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত ।
মিরসরাই , ২৭ জুন : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ১৫ কেজি গাজা ও একটি মাইক্রোবাসসহ দলিল উদ্দিন ( ২৫ ) নামে এক ব্যক্তিকে আটক করেছে কুমিল্লা কোতয়ালী থানার পুলিশ । সোমবার রাত সাড়ে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই থানার উপপরিদর্শক ( এসআই ) নাজির আলম এর নেতৃত্বে ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের গুলিস্থান ফিলিং স্টেশন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে গাজাসহ মাইক্রোবাস ও চালককে আটক করে । আটককৃত দলিল কুমিল্লা জেলার কোতয়ালী থানার মুথুরাপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে . . . বিস্তারিত »
বিঃদ্রঃ আমি প্রথমে শুভ্র মিয়ার নাম সানী লেখচিলাম । নো অফেন্স
ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে পুনে শহরের জনসংখ্যা হল ৮০ , ১৯১ জন । [ ২ ] এর মধ্যে পুরুষ ৫২ % , এবং নারী ৪৮ % ।
গাজীপুর , ১২ জুলাই : গাজীপুরের কালিয়াকৈর - ফুলবাড়িয়া সড়কের কালিয়াকৈর উপজেলার নামাশুলাই নামক এলাকায় যাত্রীবাহী টেম্পু ও ট্রাকের সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত ও ১২ জন আহত হয়েছে । মঙ্গলবার দুপুরের এই দুর্ঘটনায় নিহত স্কুলছাত্রের নাম ইমরান হোসেন ( ১২ ) । সে উপজেলার বাঘাবাড়ি এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং চাপাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র । কালিয়াকৈর থানার উপ - পরিদর্শক . . . বিস্তারিত »
বয়সের কারনে কম দাম ! ! আমারটা $ 4600 ! খারাপ না । দেখি কেউ কিনে কি না ! !
মঞ্জুর এলাহী গরিবের বন্ধু মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আলহাজ মঞ্জুর এলাহী । তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবা করে আসছেন । এলাকাবাসী তাকে দানবীর এবং গরিবের বন্ধু হিসেবে চিনে । বর্তমানে তিনি এশিয়ান ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার , পিরিজকান্দি ও উত্তর বাখরনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি । নরসিংদী জেলার সর্বত্রই তার রয়েছে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের অবদান । গরিব ও বেকারদের জন্য তিনি সব সময়ই সাহায্য - সহযোগিতা দিয়ে আসার কারণেই এলাকার প্রতিটি মানুষের কাছে তিনি প্রিয় হয়ে গেছেন । ইউনিয়নবাসী তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে পেয়ে আনন্দিত । সবাই তাকে বিজয়ী করতে প্রচারে নেমেছে । বিশাল কর্মী বাহিনী তার হয়ে গ্রামের পর গ্রাম প্রচার চালাচ্ছে । রাজনীতিবিদ মজিবুর রহমান বলেন , সব এলাকাতেই তার বিশাল কর্মী বাহিনী রয়েছে । প্রতিদিন শ ' শ ' কর্মী - সমর্থক প্রত্যেক ওয়ার্ডে ভোটারদের সঙ্গে দেখা করে তার অবদানের কথা জানিয়ে ভোট চাইছেন । নিরঞ্জন মাস্টার বলেন , তিনি আমাদের মনের আশার প্রদীপ ; তার কাছে আমরা যা চেয়েছি , তার চেয়ে বেশি পেয়েছি । তিনি নির্বাচিত হলে আমাদের স্বপ্ন বাস্তবায়িত হবে । তিনি যা বলেন , তার চেয়ে বেশি করে প্রমাণ করেন । সাধুনগরের জাহাঙ্গীর আলম বলেছেন , সংঘাত আর দাঙ্গা - হাঙ্গামা , ভাঙচুর ও ভয়ভীতি দেখিয়ে মঞ্জুর এলাহীকে দাবিয়ে রাখা যাবে না । ফজলুল হক চৌধুরী বলেন , বিপুল ভোটে মঞ্জুর এলাহী জয়ী হবেন এমন আশাই করছি । আলহাজ মঞ্জুর এলাহী বলেছেন , সন্ত্রাস , দুর্নীতি , মাদকমুক্ত , টাউট , বাটপার ও রিলিফ চোরদের হাত থেকে ইউনিয়নবাসীকে মুক্ত করতে চাই ; অন্যায় , জুলুম , অত্যাচার ও জিম্মিদশা থেকে মুক্ত করে মির্জাপুর ইউনিয়নবাসীর আশা পূরণ করে , ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর হাতকে শক্তিশালী করে , উন্নয়নের আদর্শ ইউনিয়ন বাস্তবায়ন করাই আমার কাজ । তিনি সবার দোয়া ও ভালবাসা কামনা করেছেন । তিনি বলেন , শতভাগ ভোট পেয়ে আমি জয়ী হবো এমন বিশ্বাস আমাকে ভোটাররা দিয়েছেন । কামাইছড়া চা বাগানে কিশোরীকে ধর্ষণের পর হত্যা স্টাফ রিপোর্টার , হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া চা বাগান থেকে গতকাল শুক্রবার বিকালে এক চা শ্রমিকের ( ১৬ ) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ । পুলিশ জানায় , কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে । বাহুবল থানার অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামান জানান , গতকাল দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা বাগানে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পায় । ঘটনাটি তারা কামাইছড়া পুলিশ ফাঁড়িকে জানালে ফাঁড়ি পুলিশ বিকাল সাড়ে ৩টায় লাশটি উদ্ধার করে । সৈয়দুজ্জামান জানান , লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে । সহকারী পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা জানান , কিশোরীটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে । পরে ব্লেড দিয়ে গলা কেটে গলায় ওড়না পেঁচানো হয়েছে । চা শ্রমিক কিশোরীটির পরিচয় পাওয়া যায়নি । গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ড স্টাফ রিপোর্টার , গাইবান্ধা থেকে : গোবিন্দগঞ্জ উপজেলা বাজারে গতকাল আগুন লেগে শতাধিক দোকান ভস্মীভূত হয়েছে । আগুনে এসব দোকানের মালামালসহ প্রায় ১০ কোটি টাকার সম্পদ পুড়ে গেছে । ভোর ৫টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় । স্থানীয় জনগণ আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয় । এ সময় আগুন নেভাতে গিয়ে অন্তত ১৫ ব্যক্তি আহত হয়েছে । পরে গাইবান্ধা , সোনাতলা , বগুড়া ও জয়পুরহাট থেকে দমকল বাহিনীর ৪টি ইউনিট এসে সকাল ৯টা পর্যন্ত টেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আবু আক্কাস বলেন , বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লুট হওয়া মালামাল উদ্ধার করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছে ফেরত দেয়া হয়েছে । বরিশালে ভয়াবহ লোডশেডিং স্টাফ রিপোর্টার , বরিশাল থেকে : ভয়াবহ লোডশেডিংয়ের মধ্যে নতুন সংযোগ দেয়া হচ্ছে । এতে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে । মাত্র এক - তৃতীয়াংশ বিদ্যুৎ নিয়ে খুঁড়িয়ে চলা বরিশাল বিদ্যুৎ বিভাগে এভাবে গণহারে অপরিকল্পিত নতুন সংযোগ দেয়ায় লোডশেডিং প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে । বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে , নগরীতে নতুন বিদ্যুতের সংযোগের জন্য আবেদনকৃত ৫ হাজার গ্রাহকের মধ্যে এক হাজার গ্রাহককে সংযোগ দেয়া সম্পন্ন হয়েছে । আগে থেকেই তীব্র লোডশেডিংয়ের কবলে ছিল ৪৬ হাজার গ্রাহক । এর সঙ্গে এখন যুক্ত হয়েছে আরও এক হাজার । চলতি মাসের মধ্যে বাকি ৪ হাজার গ্রাহককে নতুন বিদ্যুতের সংযোগ দিলে এর ভয়াবহতা আরও প্রকট হবে । তাই নগরীসহ সদর এলাকায় ৪৫ মেগাওয়াটের চাহিদা বৃদ্ধি পেয়ে ৬০ মেগাওয়াটে দাঁড়িয়েছে । কিন্তু বিদ্যুৎ সরবরাহ রয়েছে আগের মতোই মাত্র ২০ - ২২ মেগাওয়াট । এদিকে গত এক বছর আগে থেকে বরিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ - ১ ও ২ এর কার্যালয়ের নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন জমা পড়ে প্রায় ৫ হাজার । বিদ্যুতের ঘাটতির কারণে দীর্ঘ ১০ মাস বিদ্যুতের নতুন সংযোগ প্রদান বন্ধ রাখার পর বিদ্যুৎ , জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে এপ্রিল মাস থেকে আবেদনকৃত নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান শুরু করে । গতকাল পর্যন্ত বরিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের ওই দুই কার্যালয় থেকে ১ হাজার নতুন সংযোগ প্রদান করা হয়েছে । অপরদিকে আবেদনকৃত ৫ হাজার গ্রাহকের মধ্যে মাত্র ১ হাজার নতুন গ্রাহক হওয়ায় আগের চেয়ে তীব্র লোডশেডিংয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ৪৬ হাজার গ্রাহক । অসহনীয় গরমে চলছে বিদ্যুতের লোডশেডিং । ঘুরছে না বৈদ্যুতিক পাখা । পানি সরবরাহও হচ্ছে না । চলতি মাসে বাকি ৪ হাজার গ্রাহককে নতুন সংযোগ দিলে এর ভয়াবহতা আরও প্রকট হয়ে দাঁড়াবে । তখন সারা দিন ও রাতে সমান তালে লোডশেডিং হবে বলে বিদ্যুৎ বিভাগের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে । জাতীয় গ্রিড কর্তৃপক্ষ পর পর দু ' বার বরিশালের বিদ্যুতের চাহিদা নিরূপণ করেছেন । কিন্তু বিদ্যুৎ মেলেনি । বরিশাল অঞ্চলে আগের মতোই ৩০ থেকে ৩২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে । অথচ ঝালকাঠি , নলছিঠি , স্বরূপকাঠীসহ বরিশাল অঞ্চলে চাহিদা ৯০ মেগাওয়াটের ওপরে । এর মধ্যে মহানগরীতেই ২৫ মেগাওয়াট । যে বিদ্যুৎ দেয়া হচ্ছে তার মধ্যে ৬ মেগাওয়াট পল্লী বিদ্যুতে দেয়ার পর বাকি বিদ্যুৎ দিয়ে পরিস্থিতি সামাল দেয়া এখর প্রায় অসম্ভব । এ ব্যাপারে বরিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ - ১ এর নির্বাহী প্রকৌশলী সি এম মোতাহার হোসেন জানান , সরকার সবকিছু বিবেচনা করেই নতুন বিদ্যুতের সংযোগ প্রদান করার ঘোষণা দিয়েছে । চলতি মাসের মধ্যে আবেদনকৃত সব গ্রাহককে নতুন বিদ্যুতের সংযোগ প্রদান করা হবে বলে তিনি মন্তব্য করেন । তবে নতুন গ্রাহকদের সংযোগ দেয়া হলেও বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিড থেকে পাওয়া যাবে কি না তা তিনি বলতে পারেননি । লাখাই ও নাসিরনগরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত স্টাফ রিপোর্টার , হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাউক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামবাসীর সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত হয়েছে । পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করেছে । পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় , সাতাউক গ্রামের নাজিম মিয়ার সঙ্গে দৌলতপুরের নাসির মিয়ার টাকা পাওনা সংক্রান্ত বিরোধ ছিল । এরই জের ধরে সকাল ১০টায় দুই গ্রামের মধ্যবর্তী হাওরে তারা কথা কাটাকাটিতে লিপ্ত হয় । এক পর্যায়ে তাদের পক্ষ নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয় । প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ ফিকল , বল্লম ও লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে । এতে অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয় । খবর পেয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা ও লাখাই থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । সংঘর্ষে গুরুতর আহত দৌলতপুরের সেলু মেম্বার ( ৫৫ ) , হারুন ( ৩০ ) , নাসু ( ২৫ ) , আদির হোসেন ( ৪০ ) , মোছাব্বির ( ২০ ) , শাহ আলম ( ৩০ ) , মোশাহিদ ( ৪২ ) , মিনহাজ ( ২২ ) , বিল্লাল ( ৩০ ) ও নানু মিয়াকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে । সহকারী পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা জানান , পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করে । সিরাজুল হুদা জানান , নাসিরনগরের পুলিশকে ঘটনাস্থলে দেখা যায়নি । বাঞ্ছারামপুরের ইউপি নির্বাচন নিয়ে বিএনপি ' র অভিযোগ স্টাফ রিপোর্টার , ব্রাহ্মণবাড়িয়া থেকে : বাঞ্ছারামপুর উপজেলার ১৩ ইউনিয়নে পুনঃনির্বাচন দাবি করেছে বিএনপি । স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন ( অব . ) এ বি তাজুল ইসলাম আর তার বড় ভাই ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম আশ্রাফের প্রভাবের কারণে সেখানে নির্বাচন সুষ্ঠু হয়নি বলে তারা দাবি করেন । ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বুধবার এলাকার সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির সদস্য এম এ খালেক নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন । এ সময় তার সঙ্গে উপজেলা বিএনপির নেতারা ছাড়াও দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থীরা ছিলেন । সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় - নির্বাচনের ১৫ দিন আগে থেকেই বিএনপির কর্মী - সমর্থকদের ওপর অত্যাচার শুরু হয় । এরপর ভোটের দিন আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবহার করে এবং টাকা ছড়িয়ে রায় ছিনিয়ে নেয়া হয় । প্রতিমন্ত্রী ভোটের দিন হেলিকপ্টারে করে তার নিজ ইউনিয়নে আসেন । তিনি এলাকায় এসে উস্কানিমূলক বক্তব্য দেয়ার পরই ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ৯টি কেন্দ্র থেকে বিএনপি ' র এজেন্টদের বের করে দেয়া হয় । একইভাবে দরিয়াদৌলত , ছলিমাবাদ , মানিকপুর , ফরদাবাদ , তেজখালী , সোনারামপুর , দরিকান্দি , রূপসদী , উজানচরসহ সবকটি ইউনিয়নে বিভিন্নভাবে প্রভাব বিস্তার এবং বিএনপি ' র প্রার্থীদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ভোট কেটে নেয়া হয় বলে বিএনপি নেতা অভিযোগ করেন । চট্টগ্রামে ফেনসিডিল উদ্ধার স্টাফ রিপোর্টার , চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের একটি ডোবা থেকে এক হাজার বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে । গতকাল দুপুরে নগরীর বরিশাল কলোনিতে অভিযান চালায় পুলিশ । এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা বস্তাভর্তি ফেনসিডিলের বোতল ডোবাতে ফেলে পালিয়ে যায় । চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ( সিএমপি ) ডবলমুরিং জোনের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত বলেন , ' দীর্ঘদিন থেকে এখানে মাদক ব্যবসা সক্রিয় রয়েছে বলে আমাদের কাছে খবর রয়েছে । মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশ শুক্রবার বরিশাল কলোনীতে হানা দেয় । পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায় । তবে আমরা প্রচুর পরিমাণে ফেনসিডিল উদ্ধার করেছি । এ ব্যাপারে ডবলমুরিং থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে । ' পালিয়ে বেড়াচ্ছেন জ্যোৎস্না স্টাফ রিপোর্টার , রূপগঞ্জ থেকে : স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ দায়েরের সংবাদ মানবজমিন পত্রিকায় প্রকাশের পর রূপগঞ্জের বইলদা গ্রামের শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রী ও সন্তানদের হত্যার হুমকি দিয়েছে বিএনপি নেতা সামসুজ্জামান ও তার বাহিনী । বিএনপি ' র ওই নেতার বাহিনীর হুমকির কারণে পালিয়ে বেড়াচ্ছেন দ্বিতীয় স্ত্রী খালেদা ইয়াছমিন জ্যোৎস্না । সন্তানদের স্বীকৃতি আদায় করতে গিয়ে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামের সামসুজ্জামানের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হাতে হয়েছেন লাঞ্ছিত তিনি । রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বইলদা গ্রামের ফজলুল হকের মেয়ে খালেদা ইয়াছমিন জ্যোৎস্না ( ৩৫ ) তার দুই সন্তান সিফা জামান ( ১০ ) ও সাফি জামানের ( ১ ) সামাজিক স্বীকৃতি চান । বৃহস্পতিবার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে গিয়ে সামসুজ্জামান ও তার বাহিনীর সেকেন্ড - ইন - কমান্ড সাখাওয়াত হোসেনসহ ৫ - ৬ জনের বাহিনী প্রকাশ্যে তাদের হত্যার হুমকি দেয় । ৪৮ ঘণ্টার মধ্যে রূপগঞ্জ থানায় দায়েরকৃত মামলার এজাহার উত্তোলন করা না হলে লাশ গুম করার হুমকি দেয়া হয় । গত ১লা জুন জ্যোৎস্না বেগম ছুটে যান স্বামী সামসুজ্জামানের গ্রামের বাড়িতে । সেখানে সামসুজ্জামানের আগের স্ত্রী , সন্তান ও ভাতিজা আবদুল মান্নান পারভেজ জ্যোৎস্নাকে শারীরিকভাবে নির্যাতন করে । এ সময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে । এ ব্যাপারে খালেদা ইয়াছমিন জ্যোৎস্না বাদী হয়ে সামসুজ্জামান , তার ভাতিজা আবদুল মান্নান পারভেজ , তুষার , বড় ছেলে সবুজ , সহযোগী সাখাওয়াত হোসেনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন । রূপগঞ্জ থানার ওসি ফোরকান সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , বিষয়টি তদন্তাধীন রয়েছে । ২ - ১ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে । দাউদকান্দিতে চাঁদার দাবিতে হামলা , ভাঙচুর , লুটপাট দাউদকান্দি প্রতিনিধি : দাউদকান্দিতে চাঁদার দাবিতে দুষ্কৃতকারীদের হামলায় , মহিলা ও ২ মাসের শিশুসহ ৪ জন আহত হয়েছে । এলাকাবাসী সূত্রে জানা যায় , উপজেলার গলিয়ারচর গ্রামের বিদেশ প্রবাসী জহিরুল ইসলাম লনি দেশে আসার পর থেকে পার্শ্ববর্তী চর রায়পুর গ্রামের দুষ্কৃতকারী শরীফ , খলিল , হক মিয়া ২ লাখ টাকা চাঁদা দাবিতে মোবাইলে বার বার হুমকি দেয় । টাকা না পেয়ে গত বৃহস্পতিবার রাত ৯টায় সবুজ , হক , সোহেল শরীফ , খলিল , রুবেলসহ ১৫ - ২০ জনের একটি সংঘবদ্ধ দল জহিরুল ইসলামের বাড়িতে এসে তাকে না পেয়ে বাড়িতে হামলা চালিয়ে লুটপাট , ভাঙচুর করে মহিলাদের গলায় থাকা স্বর্ণের ২টি চেইন ও ২টি আংটি ছিনিয়ে নেয় । এ সময় কোলে থাকা ২ মাসের শিশু নাজমুলকে ছুড়ে ফেলে , কামরুন নাহার রেখা , সামছুন্নাহার এবং এন্নহার বেগমকে পিটিয়ে জখম করে । আহতদের চিৎকারে দুষ্কৃতকারীরা পালিয়ে যায় । চিৎকার শুনে এলাকাবাসী এসে আহত ৪ জনকে উপজেলা গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে । সলঙ্গায় ট্রাকের ভেতর ২ সহোদরের লাশ সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশ ট্রাকের ক্যাবিনের ভেতর থেকে ট্রাকচালক ও হেলপারের লাশ উদ্ধার করেছে । এরা হলো কুড়িগ্রামের উলিপুর থানার শ্রীবল্লবপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে মজনু মিয়া ( ৪০ ) ও তার সহোদর রিয়াজুল ইসলাম ( ৩৬ ) । সলঙ্গা থানার উপ - পরিদর্শক ফজলুল করিম জানান , বগুড়া - নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়ার পাটধারী নামক স্থানে বৃহস্পতিবার একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়ানো ছিল । স্থানীয়রা সন্ধ্যার দিকে ট্রাকের চালক ও হেলপার - কাউকে খুঁজে না পেয়ে ট্রাকের ভেতর উঁকি দেয় । এ সময় তারা ক্যাবিনের ভেতর দুজনকে বঁাঁধা অবস্থায় দেখতে পেয়ে থানায় সংবাদ দেয় । রাত সাড়ে ১১টার দিকে ক্যাবিনের ভেতর থেকে হাত - পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় দুই সহোদরের লাশ উদ্ধার করা হয় । নিহতদের মৃতদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে । উপ - পরিদর্শক আরও জানান , গত ৮ই জুন চট্টগ্রাম থেকে গমবোঝাই ট্রাকটি নিয়ে তারা কুড়িগ্রামে যাবার জন্য রওনা হয় । ধারণা করা হচ্ছে , পথিমধ্যে ডাকাত দল চালক ও হেলপারকে হত্যা করে গম লুট করে ট্রাকটি ওই স্থানে ফেলে রেখে গেছে । এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা হয়েছে । ট্রাকটি থানা হেফাজতে রয়েছে । শ্রীমঙ্গলে গাড়িচাপায় স্কুলছাত্রের মৃত্যু , সড়ক অবরোধ স্টাফ রিপোর্টার , মৌলভীবাজার ও শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার রাতে গাড়িচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে । এ ঘটনায় চা শ্রমিকরা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে । পরে রাত ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় । শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো . আবদুল্লাহ জানান , রাত আটটার দিকে ঢাকা - সিলেট মহাসড়কের মাকড়িছড়া চা বাগান এলাকায় একটি জিপের নিচে পিষ্ট হয়ে সুমন কুর্মী ( ১৪ ) ঘটনাস্থলেই নিহত হয় । এদিকে এ খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ৮টার দিকে চা বাগানের শ্রমিকরা ঢাকা - সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে । এ সময় রাস্তার দু ' পাশে শ ' শ ' গাড়ি আটকা পড়ে । পরে রাত ১০টার দিকে প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপে চা শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয় । মোবারকগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত কালীগঞ্জ ( ঝিনাইদহ ) প্রতিনিধি : কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনে গতকাল সকালে খুলনাগামী একটি তেলবাহী ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে । তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি । লাইনচ্যুত ২টি বগি ক্রেন দিয়ে তোলার জন্য রেলওয়ের প্রকৌশলীদের খবর দেয়া হয়েছে । মোবারকগঞ্জ রেল স্টেশনের স্টেশন অফিসার খান মনিরুজ্জামান জানান সকাল ৮টায় ঈশ্বররী থেকে একটি তেল বোঝাই মালবাহী আপ ট্রেন ( আইকে - ৮ ) খুলনা যাচ্ছিল । মোবারকগঞ্জ স্টেশনে এসে হঠাৎ ট্রেনের মাঝখানের ২টি বগি লাইনচ্যুত হয় । এরপর সকাল ৮টা থেকে এ পর্যন্ত কপোতাক্ষ , রূপসা , চিত্রা রকেট আপ ট্রেন এবং সাগরদাড়ি ডাউন ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করতে পারেনি । মাদারীপুরে কৃষক খুন মাদারীপুর প্রতিনিধি : কালকিনি উপজেলার বাঁশগাড়ী এলাকার মধ্যেরচর গ্রামে মোসলেম সরদার ( ৬০ ) নামের এক কৃষককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ আড়িয়াল খাঁ নদে ফেলে দেয়া হয়েছে । গতকাল সকালে পুলিশ ওই নদ থেকে লাশ উদ্ধার করেছে । খাসেরহাট পুলিশ ফাঁড়ির চার্জে থাকা এসআই ফায়েকুজ্জামান জানান , আড়িয়াল খাঁ নদ থেকে লাশ উদ্ধার করেছি । লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং গলায় কালো দাগ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে । নিহতের ছেলে আনোয়ার হোসেন বলেন , ' বৃহস্পতিবার সকালে তার বাবাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় । তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন । কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো . শাহিন মণ্ডল জানান , লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে । ওসি আরও বলেন , নিহতের ছেলে অভিযোগ করেছে , গ্রাম্য দলাদলির জের ধরে তার বাবাকে তাদের প্রতিপক্ষ হত্যা করেছে । তবে এখনও লিখিত কোন অভিযোগ পাইনি । অভিযোগ পেলে বুঝতে পারবো কে কে জড়িত ।
প্রজন্ম ফোরাম » সাহিত্য - সংস্কৃতি » ছড়া - কবিতা » আষাড়ের প্রথম দিনে
বরিশাল , ১১ জুলাই : বরিশাল পরিবার পরিকল্পনা অধিদফতর ' বিশ্ব জনসংখ্যা দিবস ' উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যমে দিনটি উদযাপন করে । সোমবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ শোভাযাত্রার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার আবু হেনা রহমাতুল মুনিম । শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে বিএম স্কুল রোডস্থ . . . . বিস্তারিত »
আদালত আবেদনটি মঞ্জুর করে ফারুককে আদালতে স্বশরীরে হাজির হয়ে শুনানিতে অংশ গ্রহণের নির্দেশ দিয়ে সোমবার বিকেলে শুনানির সময় নির্ধারণ করেন । এ নির্দেশ অনুসারে আহত ফারুককে ইউনাইটেড হাসপাতাল থেকে আনতে গেলে সেখানে পুলিশ তাকে আদালতে আনতে বাধা দেয় ।
আমি আপনার পরিচিত নই তবে আশা করি আপনার সাথে পরিচিত হতে পারবো । কিন্তু এজন্য নিয়মিত আসতে হবে কিন্তু ! স্বাগতম
দামেশক , হলব ও মালাত্ইয়ায় ইমাম আবু হানীফা রাহ . এর সময়ে শামের ফকীহ ছিলেন ইমাম আবু আম্র আবদুর রহমান ইবনে আম্র আওযায়ী ( ১৫৭ হি . ) । তিনি ফিকহে হানাফী সম্পর্কে অবগত ছিলেন । প্রথমদিকে অস্পষ্টতা থাকলেও ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রাহ . - এর মাধ্যমে তাঁর ভুল ধারণার অবসান ঘটেছিল । ফিকহে হানাফীর সঙ্গে প্রত্যক্ষ পরিচয়ের পর তিনি তাঁর মুগ্ধতা প্রকাশ করেছিলেন । পরবর্তীতে যখন ইমাম আবু হানীফা রাহ . - এর সঙ্গে তাঁর সাক্ষাত হল এবং উভয়ে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করলেন তখন এই মুগ্ধতা বিস্ময় ও ঈর্ষায় পরিণত হয়েছিল । ( দেখুন : মানাকিবুল ইমাম আবী হানীফা , কারদারী , আছারুল হাদীসিশ শরীফ পৃ . ১১২ ) হিজরী তৃতীয় শতক ও তার পর দামেশক , হলব , হামাত ও শামের অন্যান্য শহরে , এমনকি সুদূর মালাত্ইয়াতেও ফিকহে হানাফীর কাযী বিদ্যমান ছিলেন । তাঁদের মধ্যে আবু খাযিম আবদুল হামীদ ইবনে আবদুল আযীয ( ২৯২ হি . ) , ইমাম তহাবী ও ইমাম আবু তাহির আদদাববাসের শায়খ ; আবু জা ' ফর আহমদ ইবনে ইসহাক , আবুল হাসান আহমদ ইবনে ইয়াহইয়া উকাইলী , আবুল হাসান আহমদ ইবনে হিবাতুল্লাহ , ( ৬১৩ হি . ) বিশেষভাবে উল্লেখযোগ্য । শামের দামেশক , হলব প্রভৃতি বিখ্যাত শহরে তাঁরা কাযার দায়িত্বে ছিলেন । এ ছাড়া আবদুল্লাহ ইবনে ইবরাহীম ও আহমদ ইবনে আবদুল মজীদ মালাত্ইয়ার কাযী ছিলেন । কাযী আবদুল্লাহ ইবনে ইবরাহীম রাহ . - এর পিতা ইবরাহীম ইবনে ইউসুফ মাকিয়ানী ( ২৪১ হি . ) ফিকহে হানাফীর বিখ্যাত ইমাম ছিলেন । ( দেখুন : আলজাওয়াহিরুল মুযিয়্যা ১ / ১১৯ ) তদ্রূপ আহমদ ইবনে আবদুল মজীদের পিতা আবদুল মজীদ ইবনে ইসমাইল হারাভী ( ৫৩৭ হি . ) বিলাদুর রোমের কাযী ছিলেন । হিজরী সপ্তম শতকে দামেশকের শাসক ছিলেন ঈসা ইবনে আবু বকর ইবনে আইয়ুব ( ৫৬৭ - ৬২৪ হি . ) । আট বছরেরও অধিক কাল তিনি দামেশকের শাসক ছিলেন । তিনি ও তাঁর বংশধরগণ ছিলেন ফিকহে হানাফীর অনুসারী । এ শতকে ফিকহে হানাফী অনুসারে কাযা পরিচালনাকারী কয়েকজনের নাম এই : ইসমাইল ইবনে ইবরাহীম শাইবানী ( ৬২৯ হি . ) দামেশক ; খলীল ইবনে আলী হামাভী ( ৬৪১ হি . ) দামেশক ; আবুল কাসিম উমার ইবনে আহমদ ( ৫৮৮ - ৬৬০ হি . ) হলব ; আবদুল কাদের ( ৬২৩ - ৬৯৬ হি . ) হলব ; ইবরাহীম ইবনে আহমদ ( ৬৯৭ হি . ) হলব ; মাজদুদ্দীন আবদুর রহীম ইবনে উমার ইবনে আহমদ ( ৬৭৭ হি . ) শাম ; কাযিল কুযাত সুলায়মান ইবনে উহাইব , ইবনু আবিল ইয ( ৬৭৭ হি . ) মিসর ও শাম , কাযিল কুযাত ইমাম আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ আযরায়ী ( ৫৯৫ - ৬৭৩ হি . ) দামেশক ; কাযিল কুযাত ইমাম আবদুল আযীয ইবনে মুহাম্মাদ , হামাত ; কাযিল কুযাত হাসান ইবনে আহমদ ( ৬৩১ হি . - ৬৯৯ হি . আনু . ) মালাত্ইয়াতে বিশ বছরের অধিক , অতঃপর দামেশকেও বিশ বছরের অধিক , সবশেষে মিসরে । ৬৯৯ হিজরীতে তাতারীদের আক্রমণের সময় নিখোঁজ হন । এঁদের পর কাযিল কুযাত আলী ইবনে মুহাম্মাদ , সদরুদ্দীন ( ৬৪২ - ৭২৭ ) দামেশক ; কাযিল কুযাত আহমদ ইবনুল হাসান ( ৬৫১ - ৭৪৫ হি . ) দামেশক ; তাঁর পিতা ও দাদাও কাযিল কুযাত ছিলেন । কাযিল কুযাত আহমদ ইবনে আলী ( ৭১১ হি . ) দামেশক ; উমার ইবনে আবদুল আযীয , ইবনে আবী জারাদা ( ৬৭৩ হি . - ৭২০ হি . ) হলব , তার মৃত্যুর পর তার পুত্র নাসিরুদ্দীন মুহাম্মাদ কাযিল কুযাত হন ; কাযিল কুযাত আলী ইবনে আহমদ তরাসূসী ( ৬৬৯ - ৭৪৮ হি . ) দামেশক ; প্রমুখ বিশেষভাবে উল্লেখযোগ্য । এদের পরিচয় ও অবদান সম্পর্কে জানার জন্য আল - জাওয়াহিরুল মুযিয়্যাহ , আল - ফাওয়াইদুল বাহিয়্যা ও অন্যান্য জীবনী - গ্রন্থ অধ্যয়ন করা যেতে পারে ।
বিষয়টা মন টানল । কিন্তু কবিতা সেরকম টানল না
যে জিনিসের সল্পতা আছে বললেন তা তো আর এখানে পোস্টানো যাবে না ।
সিলেট , ১০ এপ্রিল : সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে । গত ৯ জুলাই রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন উভয় কমিটি অনুমোদন করেছেন ।
লেখক বলেছেন : পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ শরিফ নজমুল
বিচার বিভাগীয় তদন্ত এবং স্থায়ী জামিনের বিষয়ে সরকারকে কারণ জানাতে সময় দেওয়া হয়েছে দুই সপ্তাহ ।
লেখক বলেছেন : ভালো থেকো ঘাস , ভোরের বাতাস , ভালো থেকো
তার এবং তার সাথে সঙ্গত করা সবাইকে চিনে রাখতে হবে . . . যেখানে তাদের দেখা যাবে - ( অহিংসভাবে ) দুয়োধ্বনি প্রাপ্য . . . এতবড় নির্লজ্জ মিথ্যুক বাটপার বাংলাদেশের ইতিহাসে দুর্লভ . . .
এভাবেই টেনেটুনে চলতে চলতে বছরের পর বছর পার হয়া গেল । আস্তে আস্তে ভালো ইন্টারনেট ফ্যাসিলিটিতে একসেস পাইলাম ২০০৭ এর দিকে । এহেন সব খুজাখুজির মাঝখানে শখ হইল ডলি পার্টন রে নিয়া একটু জানার । এই জানার ইন্স্পায়রেশন কই থিকা পাইছি সেই আলাপ আর না করি ।
ঢাকা , ১৩ জুলাই ( শীর্ষ নিউজ ডটকম ) : রাজধানীর শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় সিএনজি ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় ৯০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আহমেদসহ ৩ জনকে আটক করেছে র্যাব । মঙ্গলবার গভীর রাতে ফরিদাবাদের এলাকা থেকে তাদের আটক করা হয় । আটককৃত অপর দু ' জন হলো সিএনজি চালক মিজান ( ৩৩ ) ও দিলোয়ার ( ৩৭ ) । এ সময় তাদের কাছ থেকে ১টি মাইক্রোবাসসহ ১৫টি সিএনজি উদ্ধার করা হয় । এদিকে র্যাবের অভিযানকালে চক্রের মূল হোতা ওয়াসিম পালিয়ে যায় । জানা গেছে , গ্রেফতারকৃতরা স্থানীয় পোস্তগোলা ও ঢাকার আশপাশে চাঁদাবাজি ও সিএনজি ছিনতাইয়ের সাথে জড়িত ছিল । উল্লেখ্য , পালিয়ে যাওয়া ওয়াসিমের বিরুদ্ধে সিএনজি ছিনতাইয়ের ৩টি মামলা রয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / এইচআর / এমইউ / এসসি / ১৬ . ০৫ঘ . )
হারিয়ে গ্যাছে খুঁজে পাবোনা - - বাংলা পপগুরু আজম খান
প্রিয় ও ভাই কাহার ঘরে ফিরলে তুমি তোমার আমার প্রিয় কি তাই কবর ভূমি ।
কাঠুরিয়া মাথা নাড়িয়া বলিলেন , " হা ভগবান ! আমাকে দেখিয়া কি এতই মূর্খ মনে হয় যে আমি সোনার তৈরী কুড়াল দিয়া কাটাকাটির কাজ করিবো ? ইহা ছাড়াও আমি অতি দরিদ্র একজন লোক , আমি তো কোনো রাজা কিংবা সওদাগর নই যে আমার কাছে সোনার কুড়াল থাকিবে । হে মহান দেবী , এই সাধারণ জিনিসগুলি আপনি কি একবারও চিন্তা করিয়া দেখেন নাই ? "
পোস্ট করা হয়েছে : বৃহঃ এপ্রিল ২৮ , ২০১১ ১০ : ৩৭ অপরাহ্ন
বিছানায় শুয়ে শুয়েই সিগারেট ধরায় আর ভাবে , ভালোই চলছিল সব । একই শহরে থাকতো ওরা । পরিচয় ফেসবুকে , তারপর কথা বলা , ডিনার করা , ঘুরে বেড়ানো , সিনেমা দেখা . , , , , , , অবশেষে ভালো লাগা ।
ভাষার থেকেও বাঙলা অমূল্য বাজারে তাই নাই তার প্রয়োজন যদিও বাণীর মূল্য দিতে কুরবানী পশুর থেকেও পাহারা প্রয়োজন ।
৮ । বাপের কাছে শোনা … . . " দাদা ছোন্দেবেলায় এসেছেন তাই আদ্দেক মিষ্টি দিলুম পোরোটাই শেছকরবেন কিন্তু আর আপনি তো মিষ্টি পছন্দ করেন তাই চায়ে আদ্দেক চামচ চিনি দিয়েছি "
অর্থ : হে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ! আপনি কি দেখননি ? যে মহান আল্লাহ পাক আসমান ও যমীন এবং এতদুভয়ের মধ্যস্থিত সমস্ত কিছুই সঠিক ও সুন্দরভাবে সৃষ্টি করেছেন । অর্থাৎ সমগ্র কায়িনাত বা মাখলূকাত সৃষ্টির সময় আপনি হাযির - নাযির থেকেই সবকিছুই দেখছেন । মূলকথা হচ্ছে আল্লাহ পাক যখন কুল কায়িনাত সৃষ্টি করেন তখনও হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান দরবারে ইলাহীতে উপস্থিত ছিলেন ও সবকিছু দেখেছেন । আল্লাহ পাক আরো বলেন - الم تر كيف فعل ربك باصحاب الفيل অর্থ : " হে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ! আপনি কি দেখেননি , আপনার প্রভু হস্তীবাহিনীদের কি অবস্থা করেছেন ? " ( সূরা ফীল - ১ )
এর অর্থ এই যে আমরা সবাই সেই গাধা আর পিঠের সেই বাহক হলো এনটিভি ' র কলাকুশলীরা । এনিমেশনের সাথে কি সুন্দর সব মিলে যায় এই চ্যানেল এবং দর্শকের সম্পর্ক । গাধার সামনে মূলা ঝুলানোর মতন করে যেমন এনটিভি প্রদর্শিত হচ্ছে , ঠিক তেমনি আমাদের সামনে ভালো অনুষ্ঠান দেখাবার নাম করে ( বা অনুষ্ঠানের সৌজন্যে বলা যেতে পারে ) বিজ্ঞাপণ প্রচার করে যাচ্ছে । তারা যে আমাদের গাধা বানাতে সার্থক হয়েছে সেটা ঐ এনিমেশন দিয়ে প্রমাণ করলো !
রাত ১টায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্বরত ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার জানান , বিএসএফ ' র গুলিতে আহত একজন ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে । গুলিতে একজন মারা গেছে ।
ফয়েজ উদ্দিন শাকিল বলেছেন : কাশফুলেদের গয়না নিবি আয় তবে আয় আমার কাছে আয়না , শরৎ ডাকে - সফেদ মেঘের পাল তুলেছি , ভাসবি কে - ধর বায়না ॥ - - লাইন গুলো ভালো লাগলো । প্লাস প্লাস
বাংলা বানান পরীক্ষক দারুন জিনিস । এটার ব্যাপারে আমাকে বিস্তারিত জানান । আমি প্রয়োজনে আটার জন্য আলাদা ডমাইন ণামের খরছটা দিতে পারি । বাংলা ভাসা কে ব্যবহার করে একটা ওয়েবসাইট র চিন্তা ভাবনা আছে আমার । আপনার সাহায্য পাবো আশাকরি । ইমেইল এ যোগাযোগ করবেনল
" এই কোরান শরীফ দিয়া মাথায় বাড়ি দিমু ঠাস ঠাস । "
" ছবিতা " নামক একটা ব্যাপারের সাথে পরিচয় ছিলো . . . এটা দেখছি ছবিতাগান হয়ে গ্যালো ! দারুণ . . . বাজে একটা মিস হয়ে গেছিলো . . .
বাগেরহাট , ২০ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : বাগেরহাটের মংলায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ । আজ সোমবার সকালে মংলা বন্দর শহরের সামছুর রহমান রোড এলাকা থেকে জুলহাস মৃধার স্ত্রী হামিদা বেগম ( ২৭ ) ও জব্বার মৃধার ছেলে কামাল হোসেনকে গাঁজাসহ আটক করা হয় । বাগেরহাট পুলিশ সূত্রে জানায় , গোপন খবরের ভিত্তিতে মংলা থানার এসআই শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে আজ সকালে গাঁজাসহ তাদের আটক করে । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / এইউ / শাসি / ১৮ . ৪৬ ঘ . )
বরং তোমায় আমি দেব ২০৬ টি হাড় , বুকের খাঁচার ভেতরের হৃৎপিন্ড , ফুসফুস , আর আমার একমাত্র বর্বর হাতিয়ার , হাজার বছরের ন্যায় আজ তোমায় নিস্বার্থ দিয়ে দেব । শুধু করোটি বন্দী স্মৃতিটুকু আমারই থাক , যে স্মৃতিতে আছে অজস্র নগ্ন শিকারের কাহিনী , আর আছে পৃথিবীর আদিমতম সঙ্গীতের মূর্ছনা , নতুন নতুন কন্ঠের … , অজস্র বিনিদ্র দেহের আকিঁবুকি আল্পনা । তোমার জন্য তাই শুধুই ২০৬ টি হাড় , নগ্ন আমার বুকের খাঁচার ভেতরের হৃৎপিন্ড , ফুসফুস , আর আমার একমাত্র বর্বর হাতিয়ার ।
হাম হাগেঙ্গা = আমি হাগবো । হাম মুতেঙ্গা = আমি মুতবো । হামকো হাম হায় = আমার গায়ে হাম ( জলবসন্ত ) হয়েছে । হাম পেয়ার করেঙ্গা = আমি পাকিস্থানী মাইয়ার সাথে প্রেম করবো । ছুর দো শয়তান = আমাকে ছেড়ে দে শয়তান । ত্যাড়া বাপ কি মুল্লুক হায় = এইটাকি তো বাপের দেশ । বাংলা ছোর দে = বাংলা থেইক্কা ভাগ হালা । হারামি = জারজ উর্দু কো পুন মারেঙ্গা = উর্দুকে পুটকি মারবো । তু গান্ডু হ্যায় = তুই একটা আচোদা । তু বেঈমান হ্যায় = তোর ভিত্রে দেশ প্রেম নাই । তু বলদা হ্যায় = তুই একটা বলদ । তু এলেমদার হায় = তুই আক্কলেওয়ালা । আযা মেরি জানেমান = কাছে আয় পেয়ারী । মেরি বাহুমে আ জা = আমার সিনার ভিত্রে ঢুক ।
এটা এদের জাতীয় খাবার - নাসি লেমাক । নারকেলের দুধ দিয়ে বিশেষ প্রক্রিয়ায় রান্না করা ভাতের সাথে স্পাইস , সেদ্ধ ডিম আর চিকেন দিয়ে এই খাবার পরিবেশন করা হয় ।
এ সময় আরো উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের আমির শাহ আহমদ উল্লাহ আশরাফ , মহাসচিব জাফরুল্লাহ খান , নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা আব্দুল লতিফ নেজামী , সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের নেতা খলিলুর রহমান মাদানিসহ ১২ দলের কেন্দ্রীয় নেতারা ।
নিজস্ব প্রতিবেদক : বন্দর থানাধীন নিউমুরিং এলাকার একটি ভবন হতে ৬টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ । গতকাল বিকেল সোয়া ২টায় নিউমুরিংয়ে আজিজ বিল্ডিং - এর ৪র্থ তলার বাথরুমের ছাদে রক্ষিত একটি বাজারের ব্যাগের মধ্যে এই বোমাগুলি পাওয়া যায় । উদ্ধারকৃত ৬টি বোমার মধ্যে ৫টি লাল টেপ দিয়ে মোড়ানো এবং একটি ওয়াকিটকির ভিতরে । বোমা রাখার সন্দেহে ৩ জনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে । বন্দর জোনের এসি এ কে এম এমরান ভুঁইয়া জানান , গোপন সংবাদের ভিত্তিতে এই বোমাগুলি উদ্ধার করা হয় ।
সম্পাদক ও প্রকাশক : মতিউর রহমান সিএ ভবন , ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ , কারওয়ান বাজার , ঢাকা - ১২১৫ ফোন : ৮১১০০৮১ , ৮১১৫৩০৭ - ১০ , ফ্যাক্স : ৯১৩০৪৯৬ ই - মেইল : info @ prothom - alo . com
শেখ চান্দ মিয়া ( মরহুম ) : শেখ চান্দ মিয়া ছিলেন একজন উচ্চ স্তরের ওলী ও বিশিষ্ট আলেম । তিনি সুদুর মধ্যপ্রাচ্য থেকে ইসলাম ্রচারের জন্য তাঁর সঙ্গীদের নিয়ে গোলাপগঞ্জ থানার ঢাকাদক্ষিণ ইউনিয়নে বসতি স্থাপন করে ইসলাম প্রচারের জন্য মনোনিবেশ করেন । তাঁর সুযোগ্য পুত্র শেখ মোঃ আমী ছিলেন একজন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব এবং বিরাট জমিদার । শেখ আমীর পুত্র শেখ আবিদ ও শেখ আনছর , শেখ মোঃ হফিজ ছিলেন বিশিষ্ট সমাজসেবক এবং ইসলামী চিন্তাবিদ ।
@ QashfuLQuluB , জী আমিও তাই জানি । তাছাড়া আমরা জানি যে খাবার সময় আল্লাহ্ পাক উনার জিকির ও বন্ধ রাখতে বলা হয়েছে ( যদি জারী না থাকে ) ।
৪০ শিক্ষার্থীর পরিচয় মিলেছে মিরসরাইয়ে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে ট্রাক খাদে পড়ে নিহত ৪৪ জনের মধ্যে ৪০ জনের পরিচয় পাওয়া গেছে । গত সোমবার দুপুরে আবু তোরাব বাজার ও বড় তাকিয়া সংযোগ সড়কের মায়ানি সৈয়দ আলী গ্রামে এ দুর্ঘটনায় শুধু আবু তোরাব উচ্চ বিদ্যালয়েরই ৩৫ শিক্ষার্থী মারা যায় । এ ছাড়া আবু তোরাব ফাজিল মাদরাসার দুই শিক্ষার্থী , আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী এবং প্রফেসর কামালউদ্দিন কলেজের দুই শিক্ষার্থীরও মৃত্যু হয় । আবু তোরাব উচ্চ বিদ্যালয় : ষষ্ঠ শ্রেণীর ৫ শিক্ষার্থী হলো - তোফাজ্জেল হোসেন , পিতা - জহির আহমেদ গ্রাম - মায়ানি , জাহেদুল ইসলাম - ১ , পিতা - আবু জাফর , গ্রাম - মঘাদিয়া , জাহিদুল ইসলাম ২ , পিতা - মীর হোসেন , গ্রাম - মঘাদিয়া , নূর মো . রাহাত , পিতা - সোহাগ , গ্রাম - মাস্টারপাড়া , রাজিব হোসেন , পিতা - আনোয়ার নাইম , গ্রাম - ভুঁইয়াপাড়া । সপ্তম শ্রেণীর ৫ শিক্ষার্থী হলো - সাখাওয়াৎ হোসেন , পিতা - আবদুল মান্নান , গ্রাম - পূর্ব মায়ানি , কামরুল ইসলাম , পিতা - আলী হোসেন , গ্রাম - শেখের তালুক , রফিকুল ইসলাম , পিতা - আফতাবউদ্দিন , গ্রাম শেখের তালুক , মঞ্জুর মোর্শেদ , পিতা - শামসুল হক , গ্রাম - মধ্যম মায়ানি , সাইফুল ইসলাম , পিতা - নুরুল আলম , গ্রাম - সরকার তোলা । অষ্টম শ্রেণীর ১১ শিক্ষার্থী হলো - ধ্রুবনাথ , পিতা - ধীরেন্দ্র কুমার নাথ , গ্রাম - মাস্টারপাড়া , লিটন দাস , পিতা - কেশব চন্দ্র দাস , গ্রাম - সরকার তোলা , আমিন শরীফ , পিতা - মো . শাজাহান , গ্রাম - কচুয়া , তাকিবুল্লাহ মো . সাকিব , পিতা - সদরুল আমিন , গ্রাম - মায়ানি , তারেক হোসেন , পিতা - জয়নাল আবদিন , গ্রাম - মধ্যম মায়ানি , আল মুবারক , পিতা - হুমায়ুন কবীর , গ্রাম - কচুয়া , উপল চন্দ্র নাথ , পিতা - শ্রীধাম চন্দ্র নাথ , গ্রাম - দরগা পাড়া , রুপম চন্দ্র নাথ , পিতা - গণেশ চন্দ্র নাথ , গ্রাম - মধ্যম মায়ানি , মেজবাহউদ্দিন , পিতামৃত ফজলুল করিম , গ্রাম - কচুয়া , টিটু জলদাস , পিতা - দুলাল জলদাস , গ্রাম - সরকার তোলা , শুভ চন্দ্রনাথ , পিতা - শ্রীধাম চন্দ্র নাথ , গ্রাম - দরগাপাড়া । নবম শ্রেণীর ১০ শিক্ষার্থী হলো - সূর্য চন্দ্র নাথ , পিতা - খোকন চন্দ্র নাথ , গ্রাম - সরকার তোলা , আরিফুল ইসলাম , পিতা - সাদেকুল ইসলাম , গ্রাম - মধ্যম মায়ানি , আবু সুফিয়ান সুজন , পিতা - আবু রিদোয়ান , গ্রাম - মায়ানি , ইমরান হোসেন , পিতা - আবুল কাশেম , গ্রাম - মায়ানি , শরিফুদ্দিন , পিতা - শিহাবউদ্দিন , গ্রাম - মায়ানি , শামসুদ্দিন , পিতা - নবী চান , গ্রাম - মধ্যম মায়ানি , তারিক হোসেন , পিতা - আবুল কালাম আজাদ , গ্রাম - পূর্ব মায়ানি , তারেক রহমান , পিতা - আবুল কাশেম , গ্রাম - পূর্ব মায়ানি , তারিক হোসেন , পিতা - মো . ইসলাম , গ্রাম - পূর্ব মায়ানি , মিঠুনাথ , গ্রাম - পূর্ব মায়ানি । ১০ম শ্রেণীর ২ শিক্ষার্থী হলো - শামসুদ্দিন , পিতা - নুরুল আলম , গ্রাম - মঘাদিয়া , আনন্দ দাস , পিতা - তপন চন্দ্র দাস , গ্রাম - পূর্ব মায়ানি । বাকি দুই শিক্ষার্থীর পরিচয় পাওয়া যায়নি । এছাড়া আবু তোরাব ফাজিল মাদরাসার সপ্তম শ্রেণীর দুই শিক্ষার্থী হলো - জিল্লুর রহমান ও সাইদুর ইসলাম । আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর তিন শিক্ষার্থী হলো - সাখাওয়াৎ হোসেন , সাখাওয়াৎ হোসেন নয়ন ও আশরাফউদ্দিন । প্রফেসর কামালউদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণীর দুই শিক্ষার্থী হলো - ইফতেখার উদ্দিন মাহমুদ ও সাজু চন্দ্র দাস ।
* মনে রাখতে হবে , ব্যায়াম করার সঙ্গে সঙ্গে খাদ্যের পরিমাণ ঠিক রাখতে হবে যাতে ব্যায়াম করার পর শরীরে কোনো চাপ না পড়ে ।
লেখক বলেছেন : এইখানে ভাই পুরো ঘটনার জানার কি আছে ? এটা তো অভিনয় না , এটা বাস্তব . . . . . . . . . . . অন্যায় যাই হোক না কেন , এভাবে বর্বর শাস্তি আপনি কি সমর্থন করেন ?
আপনি সহজেই এই লেখাটি ফেসবুক একাউন্টে পোস্ট করে আপনার বন্ধুদের দেখাতে পারেন !
অপহরণকারী অপর এক কলেজের ছাত্র । এ ব্যাপারে ডিমলা থানায় একটি মামলা দায়ের করা হয় । পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি ।
পুলিশ সুপার জামিল আহমদের দাবি , হরতালের কোনো পরিবেশ ব্রাহ্মণবাড়িয়ায় নেই । সহিংস ঘটনা রোধে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে ।
উনার নূর মুবারকই সর্বপ্রথমে আল্লাহ পাক তিনি তৈরি করে স্বীয় আরশে আযীমে ময়ূর বানিয়ে রেখেছিলেন । সেই নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই ফেরেশতা উনাদের রসূল হযরত জিবরীল আলাইহিস সালাম চতুর্থ আকাশে তারকারূপে দেখেছিলেন । সত্তর হাজার বছর পর উদিত হতো এবং সত্তর হাজার বছর অস্তমিত থাকতো এভাবে বাহাত্তর হাজার বার দেখেছেন । সাইয়্যিদুল মুরসালীন , ইমামুল মুরসালীন , খাতামুন নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারকই প্রথম মানব , প্রথম নবী ও প্রথম রসূল হযরত আদম আলাইহিস সালাম তিনি আরশে আযীমে মহান আল্লাহ পাক উনার নাম মুবারকের সাথে লিখা দেখেছিলেন । আর সেই নাম মুবারকের ওসীলা দিয়েই হযরত আদম আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাক উনার নিকট দোয়া করেছিলেন ।
মানুষের অনুভূতির প্রকাশটা একান্তই নিজের মতো হয় । একটা সুন্দর লেখা দেখাই , কারো একন্তাই নিজের অনুভূতির প্রকাশ করে লেখা . . . ।
এ সময় হামলাকারীরা কামরুলকে মৃত ভেবে রাস্তার চলে যায় । পরে খবর পেয়ে কামরুলের মামা জাহাঙ্গীর ও নিজাম বাজারে আসার পথে তাদের ওপরও হামলা চালানো হয় । গুরুতর আহত কামরুলকে ফেনী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ।
লেখক বলেছেন : মুন্নি বদনাম হইসে বাক্যের গঠন ঠিক নাই । তারপরেও এরকম করার কারন ওটা হিন্দিটাকে কটাক্ষ করে বাংলা করে দিয়েছি তাই । আমি রিয়েল লাইফ এ যখন কথা বলি তখন মজা করার সময় যেভাবে বলি এখানে সেভাবে লিখে দেই কিন্তু লেখা আর বলা এক জিনিস না । এইখানেই সমস্যাটা হয়ে যায় । আরেকটা সমস্যা হল কখনো নিজের লেখা দুইবার পড়িনা । মুন্নি বদনাম হইসে তে গ্রামার এর একটা ভুল আসে । বাংলা ব্যাকরনটাতে আমার দখল নাই তবে মনে হচ্ছে ইংলিশ এর বিচারে সেটা অনেকটা এরকম ভুল - I have problem with you ( " your " is correct ) going there . টাইটেলটা থাক । বাকি পুরাটা পরে যা যা ঠিক করা যায় চেস্টা করতেসি । অনেক ধন্যবাদ ।
কুমিল্লা , ১০ জুলাই : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের গেজেট প্রকাশ করা হয়েছে । রোববার সন্ধ্যা ছয়টায় স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে । সন্ধ্যায় ঢাকা থেকে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে ফ্যাক্সযোগে ওই গেজেট . . . . বিস্তারিত »
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » চায়ের কাপে ঝড় » পৃথিবীতে আপনার সবচেয়ে ভয়ঙ্কর মনে হয় কাকে ?
প্রোগ্রামিং » মোহাম্মদ রকিবুল হায়দার » ১৯ জুলাই , ২০১০ » 18 টি মন্তব্য » 1 , 978 বার দেখা হয়েছে
বীর পালোয়ান আমিই আমি দেশের বড় যোদ্ধা আমায় নিয়ে কলম পেষেণ বড় বড় বোদ্ধা ।
বাবুগঞ্জের গ্রামগুলো হলো - শ্রীমন্ত রায় , চরমহিষাদি , নতুনচর ডাকাতিয়া , রবীন্দ্র নগর , বরিপাশা , গোয়ালদি মুশুরিয়া , ফুলতলা , মেঘিয়া ও রাহুত কাঠী ।
বিদ্যালয় না থাকায় এসব গ্রাম যুগ যুগ থেকে উন্নয়ন বঞ্চিত অবস্থায় রয়েছে । পড়ালেখার সুযোগ না থাকায় এসব গ্রামের মানুষের ভাগ্যও বদলাচ্ছে না ।
ভোট দিয়েছেন ১ জন | পোস্টটি ১ জনের ভাল লেগেছে | ০ জনের ভাল লাগেনি
মনোচিকিত্সকের আত্মহত্যা : মেডিকেল রিপোর্টার জানান , রাজধানীর পল্লবীতে গতকাল আত্মহত্যা করেছেন একজন মনোচিকিত্সক । বেলা ৩টার দিকে মিরপুর ১০নং সেকশনের বেনারশী পল্লীর বাসায় বাথরুমে ঢুকে নিজ গলায় ধারাল ব্লেড চালান এসএম কামরুল ইসলাম নামের ওই চিকিত্সক । বাসায় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান । সেখানে রাত ৯টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি । ডা . কামরুলের বয়স হয়েছিল ৪৮ । তার স্ত্রী ও একটি কন্যাসন্তান রয়েছে । ভাগ্নে রাতুল জানান , ডা . কামরুল রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাস করেছিলেন । বেশ কিছুদিন ধরে তিনি মিরপুরের একটি মনোরোগ ক্লিনিকে রোগী দেখছিলেন । রাতুল আরও জানান , বাসায় একটি চিরকুট পাওয়া গেছে । তাতে তিনি তার আত্মহত্যার পেছনে চাকরি ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেছেন । সম্প্রতি ডা . কামরুল মাদকাসক্তও হয়ে পড়েছিলেন বলে জানান রাতুল ।
দেখলে আজকে এই সমস্যা হতো ? আর্মিতে কেন পাহাড়ীদের জন্য আলাদা কোটা থাকবে ? এইটা কি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়া না যে , তুই পাহাড়ী । তুই বাংলাদেশী না ।
পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপি শহরে কোনো মিছিল করতে না পারলেও দুপুরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে । সমাবেশে বক্তব্য দেন , জেলা বিএনপির সভাপতি মাহাবুবুল আলম ফারুক মোল্লা , সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির , যুগ্ম সম্পাদক রীমা জামান , উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মোহাম্মদ হালিম , যুবদলের সভাপতি তালিমুল ইসলাম পলাশ , ছাত্রদলের যুগ্ম আহবায়ক আহসান হাবিব স্বপন প্রমুখ ।
অনেক অনেক দিন পর পর গ্রামে যাওয়া হয় । আসলে হয় না বললেও চলে । গ্রামের স্মৃতিগুলোও মধুর নয় । তারপরও অল্প স্বল্প যাওয়া হয় । শিকড়ের টান হয়তো . . . শিকড়ের টানও কিনা কে জানে ! শিকড়ের টান আরো জোরালো হয় , এ হয়তো আগাছার টান । জানি না । খুব জোর করলেও আমি যেতে চাই না , এড়িয়ে চলি আমাদের গ্রামটাকে । কিছুই ভালো লাগে না । সমবয়সী কেউ নেই , বাচ্চা - কাচ্চাগুলো ভয়ে দূরে দূরে থাকতো । বড়রা ঢাকার মেহমান ভেবে অতিরিক্ত খাতির করতো , তাতে আমার অস্বস্তি পৌনপুনিকতায় বাড়তো , বয়সটাই এমন ছিল , মায়া কিংবা ভালোবাসাটা চোখে পড়তো না । নিজেকে নিয়েই মেতে থাকতাম , প্রায় অজানা অথচ একই আত্মার বাঁধনে বন্দীদের ভালোবাসায় অস্বস্তির রেশটাই বেশি থাকতো । অজপাড়াগাঁ বলতে এক ঝলকে যা মনে হয় , আমাদের গ্রামটা ঠিক সেরকম ছিল । কারেন্টের বালাই ছিল না । খাম্বাও মনে হয় অতিরিক্ত পড়ে ছিল , পুরো দেশে পুঁতে শেষ করতে না পেরে শেষ পর্যন্ত এ গাঁয়ে কয়েকটা পুঁতে রেখেছিল । খাম্বা তো না , ইলেকট্রিসিটির মুলা । গাধাদের চোখের সামনে স্বপ্ন হয়ে সে খাম্বা বিদ্যুতহীন হয়েই প্রায় তিন - চার বছর ছিল । শুধু যে এটুকুতেই অজপাড়াগাঁ , তা না । সারা দেশে গ্রামে গ্রামে রাস্তা , আর আমাদের ভরসা তখনো ক্ষেতের আইল । এই ক্ষেতের আইল পানিতে ডুবে গেলে এঁকিয়ে - বেঁকিয়ে ওই ক্ষেতের আইল । এমনি করে চলতো । বর্ষা এলে আমাদের সে গ্রামের বাড়িটা দ্বীপ . . . লঞ্চ থেকে নেমে অপেক্ষা করতে হতো নৌকার জন্য । রাত - বিরেতে পৌছাঁনো ঢাকার মেহমানদের নিতে কাকা - চাচারা ছুটে আসতো । ছয় ঘন্টার রাতের লঞ্চ ভ্রমণে আমার ক্লান্ত ঢুলু ঢুলু চোখ । মায়ের কোলে ঘুমে কাদা । কোন ফাঁকে নৌকায় করে বাড়িতে এলাম জানি না । এসে দেখি আধো আধো অন্ধকার , আমি হেঁটে চলছি । পায়ের নিচে নরম মখমল অনুভূতি । খড় বিছানো পথে হেঁটে যেতে যেতে মাকে জিজ্ঞেস করি , মা , ওরা কি আমাদের জন্য কার্পেট বিছায় রাখছে ? আমার কথা শুনে সবাই হাসে . . . কেন কে জানে !
তিনি বলেন , " সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণআস্থা বাতিল করার জন্য দেশে কোনো আন্দোলন সংগ্রাম হয়নি । দেশের কোনো জনগণ বিরোধীতা করেনি । তাহলে সংবিধান থেকে এ শব্দটি বাতিল করার কি প্রয়োজন ছিলো । আসলে সরকার মানুষের ইমান ধ্বংসের নীল নকশা হিসেবে এসব কাজ করছে । " তিনি বলেন , " সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা পুন : স্থাপন করা না হলে আন্দোলন চলতেই থাকবে । "
আমারও সেম কেস । ফুল হাতা এবং কলার হলে আছি ।
ডিউরডান্ট শিমুল বলেছেন : হাহাহা - - - - বেয়াফুক বিনদন আছে হারামজাদার কাণ্ডকীর্তিতে - - এরা হচ্ছে ইউরোপিয়ান ভিক্ষায় চলা কতগুলা জন্মপরিচয়হিন কুলাঙ্গার এদের এসব কাণ্ড দেখলে ইচ্ছা করে ধরে পাছায় আচ্ছা করে লাথি মারি । নিজেদের প্রাতিষ্ঠানিক বিদ্যার দোহাই দিয়ে এরা সবসময় মুসলমানদের বিশ্বাস নিয়ে সমালোচনা আর কুটনামি করতেই পারঙ্গম । খামোখা টেনশন নিয়েন্না , সামু ' তে এরা গ্রুপিং করে ব্লগিং করে , সেখানে জানা বেগমের সমর্থন নিয়ে কাজ করে কিন্তু বর্ণমালায় সমর্থন পায়না তবু আস্ফালন করে বেড়ায় , তার ক্ষমতা আছে সে কমেন্ট ডিলিট করছে , কিন্তু এতে সে প্রমাণ করছে কতটা যুক্তিহীন ।
ঢাকা , ৮ জুলাই : রংপুর ও নাটোরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন । আহত হয়েছেন কমপক্ষে সাতজন । শুক্রবার সকাল ও দুপুরে এ হতাহতের ঘটনাগুলো ঘটে ।
: . গৃহ হারা বলেছেন : যতটুকু জানি তুমি ম্যাক ব্যবহার কর ! ব্লগে নতুন ! বড় লকের পোলা ! এককথায় তুমি নেটের এই দিকে নতুন ! ভাই এই মন্তব্য আমি মুছলাম না , শুধু ব্লগে তুমি নতুন বিধায় ! মডুরা রাখবে কিনা জানিনা ! ! তুমি আর আমার ব্লগে এই রকম অপ্রাসঙ্গিক / আবালীয় মন্তব্য করবে না ! সবচেয়ে ভালো হয় মন্তব্য না করলে !
হরতালে সকাল থেকে রাজধানীতে বিক্ষিপ্তভাবে কিছু বাস মিনিবাস ও সিএনজি অটোরিকশা চলতে দেখা যাচ্ছে , তবে এর সংখ্যা কম । দূরপাল্লার বাস - ট্রাক বন্ধ রয়েছে । বন্ধ রয়েছে রাজধানীর অধিকাংশ এলাকায় ব্যবসা - প্রতিষ্ঠান , দোকান - পাট ।
যুদ্ধোত্তর নাগাসাকি ধীরে ধীরে ফিরে এসেছে স্বাভাবিক অবস্থায় । আবারও ফিরে পেয়েছে উন্নয়ন ও কর্ম স্পৃহা । কিন্তু নাগাসাকির মানুষ কখনো সেই নির্মম আর নিষ্ঠুরতার কথা ভূলতে পারবে না । ১২ ' শ শতাব্দির একটি গ্রাম , ১৫ ' শ শতাব্দির ব্যবসা - বন্দর ধ্বংস হয়ে যাওয়ার পরও ফিরে দাঁড়িয়েছে নাগাসাকি । নাগাসকি এখন জাহাজ নির্মাণ শিল্পে জাপানের একটি উল্লেখযোগ্য স্থান । মৎস শিকার ও ব্যবসার ক্ষেত্রেও শহরটি বেশ বিখ্যাত । ১৬৪১ থেকে ১৮৫৯ পর্যন্ত এটি ছিলো জাপানের একমাত্র বন্দর । সেটি ছিলো বিদেশি বণিকদের ব্যবসা - বাণিজ্যের একমাত্র প্রবেশ পথ । এখন নাগাসাকি একটি পর্যটন স্পট হিসেবে বিশেষ ভাবে প্রাধাণ্য পায় । জানা যায় , সেখানে বর্তমানে প্রতি বছর প্রায় ৫০ লাখ পর্যটকের আগমন ঘটে । দেশী - বিদেশী পর্যটকেরা খুবই আগ্রহ নিয়ে নাগাসাকি ভ্রমণ করেন । পরিদর্শন করেন পারমানবিক বোমা বর্ষণের স্মৃতি চিহ্ন গুলো । যেখানে হয়তো এখনো শোনা যায় , মানুষের নিঃশব্দ কান্নার প্রতিধ্বনি !
মাসুম , শহিদ ও আমি একসাথে আসবো । সুতরাং আমার নাম থাকা চাই ।
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এর জন্ম ১৮৬৩ সালের ১০ই মে , বাংলা ১২৭০ শে বৈশাখে ময়মনসিংহ জেলার সমূয়া গ্রামের বনেদি রায় পরিবারে । বাবা কালীনাথ রায় তাঁর পাণ্ডিত্যের জন্য পরিচিত ছিলেন মুন্সী শ্যামসুন্দর নামে । তাঁরই দ্বিতীয় পুত্র ছিলেন কামদারঞ্জন । এই পরিবারের আর এক শাখার নিঃসন্তান জমিদার হরিকিশোর রায়চৌধুরী দত্তক নিলেন তাঁর নিকট আত্মীয়ের চার কি পাঁচ বছরের এই রূপবান সুন্দর ছেলেটি
By শাঁওল রাজশাহী দেখা হয়েছে : ০ বার স্বাস্থ্য
কাঠুরিয়া আবার আগের মত মাথা নাড়িয়া বলিলেন , " না হে মহান দেবী . . . . এই রূপার কুড়াল আমার নয় । আমি কোন কালেই , কোনখানেই , কোন মানুষকেই রূপার কুড়াল দিয়া কোন কিছু কাটিতে দেখি নাই । সুতরাং , এই রূপার কুড়ালটি কিছুতেই আমার হইতে পারে না । "
উপকরণ : সবজি আধা কেজি , সয়াবিন তেল এক কাপের তিন ভাগের এক ভাগ , পেঁয়াজ স্লাইজ করে কাটা এক কাপের তিন ভাগের এক ভাগ , সরিষা ( আস্ত ) আধা চা চামচ , তেজপাতা ১টি , আদা বাটা ১ চা চামচ , রসুন বাটা ১ চা চামচ , পেঁয়াজ বাটা কোয়ার্টার কাপ , কাঁচা মরিচ বাটা ২টি , কাজুবাদাম বাটা ৪টি , কাঠবাদাম বাটা ৩টি , মরিচ গুঁড়া পৌনে এক চা চামচ , টমেটো মাঝারি ২টি , জিরা ভাজা গুঁড়া ১ চা চামচ , মাখন ১ টেবিল চামচ ।
হাট , বাজার , মেলাঃ মোট হাট বাজার ১৯টি , তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে ফাতেহপুর ( বর্তমান সরারচর ) , শ্রীধরগঞ্জ ; মেলা ৩ টি
উন্নয়ন বঞ্চিত নড়াইল জেলার ৩৯টি প্রস্তাবিত দাবি সমূহের অনুকুলে বাস্তবায়নযোগ্য বাজেট বরাদ্দ দাবি
কলম্বো , ২৯ মার্চ ( বাংলার - কণ্ঠ ডটকম ) : নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা । বিশ্বকাপ ক্রিকেটের দশম আসরের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের দেয়া ২১৮ রানের টার্গেট অতিক্রম করে ৫ উইকেট হারিয়ে । আর এবারো ফাইনালে যাওয়া হলো না নিউজিল্যান্ডের । দশটি আসরের মোট ৬টি আসরে সেমিফাইনালে পৌঁছেও ফাইনালে যেতে ব্যর্থ হলো কিউইরা ।
সাদা চামড়াগির শেষ সুমায় । বাংলার গিরাম - গন্জে তখন অতো ভীড়ও ছেলো না । দু ' ডি তিনডি বাড়ি একখানে আছে তো বেশ কিছুদুরে যায়ি আবার অন্য বাড়ি । মদ্যি খানি জঙ্গল । আবার তার মদ্যি পায়ি চুলার জন্যি ইট্টুখানি পথ । ফাঁকা মাঠ বলতি শুধু ধানি জমি ।
অপেক্ষায় রইলাম . . . ' মা ' সংখ্যার মতো ভিন্নধর্মী কোনো গল্প কি ' বন্ধু ' সংখ্যায় আশা করতে পারি ?
বজ্রকণ্ঠে ঘোষিছে ১লা মে হবে না কভু ক্ষয় সর্বহারার জয় ।
হরতালের দ্বিতীয় দিন সোমবার নারায়ণগঞ্জের কোথাও পিকেটারদের দেখা যায়নি । ঢাকা - চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা - মুন্সিগঞ্জ সড়কে দুরপাল্লার যানবাহন চলাচল না করলেও অভ্যমন্তরীণ রুটের যানবাহন চলাচল স্বাভাবিক ছিল । তবে যাত্রী ছিল কম ।
পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক , বিএনপি নেতা এমএ মজিদ , আব্দুল মতলেব মিয়া , মুন্সী কামাল আজাদ পান্নু , আব্দুল আলীম , ছাত্রনেতা আশরাফুল ইসলাম পিন্টু ।
উপরোক্ত কথাগুলো সামনে রেখে প্রশ্নোক্ত আয়াত দুটি এবং এই জাতীয় অন্যান্য ক্ষেত্রে আবার নতুনভাবে চিন্তা করলে জটিলতা থাকবে না ইনশাআল্লাহ ।
নির্বাচিতরা হলেন , ইটালি ইউনিয়নে জহুরুল ইসলাম বাবু , রামানন্দের খাজুরায় সুলতান আহম্মেদ , চৌগ্রামে শামিমা হক রোজী , সুকাশে আজহার উদ্দিন , তাঁজপুরে মিনহাজ উদ্দিন , শেরকোলে লুৎফুল হাবিব রুবেল , কলম ইউনিয়নে ফজলার রহমান ফনু , লালোয় নজরুল ইসলাম , ছাতারদিঘীতে আলতাব হোসেন , ডাহিয়ায় এস এম সালাম মৃধা , চামারী ইউনিয়নে রাশেদুল ইসলাম ও হাতিয়ান্দহে শরফুদ্দিন চৌধুরী দুলু ।
অবৈধ সম্পদের মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি ' র সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুঁইয়াকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট । গতকাল মঙ্গলবার বিচারপতি এ এফ এম আব্দুর রহমান ও বিচারপতি এস এম এমদাদুল হককে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই আদেশ প্রদান করেন । ২০০৭ সালের ২২ জুলাই দুদকের অবৈধ সম্পদের মামলায় আব্দুল ওয়াদুদ ভুঁইয়াকে ২০ বছর সাজা দেয় বিশেষ জজ আদালত । রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন । গতকাল সেই আপিলের ওপর শুনানি শেষে এই আদেশ প্রদান করা হয় । তার পৰে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ ।
বাগেরহাট , ২৪ জুন ( শীর্ষ নিউজ ডটকম ) : কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা এবং মংলা শুল্ক ভবনের সাবেক কমিশনার মো . নূরুল ইসলাম ও একই অফিসের উচ্চমান সহকারী মো . শাহীনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক ) । ঘুষ নেয়ার অভিযোগে বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক রবীন্দ্রনাথ চাকী বাদী হয়ে মহানগরীর খালিশপুর থানায় মামলাটি দায়ের করেন । দুদকের সহকারী পরিচালক রবীন্দ্রনাথ চাকী জানান , কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা এবং মংলা শুল্ক ভবনের কমিশনার থাকা অবস্থায় মো . নূরুল ইসলাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল পটুয়াখালী দফতরের উচ্চমান সহকারী শরীফ আহমেদ সোবহানসহ ৫ জনকে ২০০৯ সালের ৪ এপ্রিল খুলনাস্থ সদর দফতরে বদলির আদেশ দেন । পরে ২০ এপ্রিল তিনি সেই আদেশ স্থগিত করেন এবং ৩ সেপ্টম্বর শুধুমাত্র শরীফ আহম্মেদ সোবহানকে পুনরায় খুলনায় বদলির আদেশ দেন । সোবহান ওই আদেশ প্রত্যাহার করার আবেদনসহ মো . নূরুল ইসলামের সাথে দেখা করলে তিনি এ বিষয়ে তার ভাগ্নি জামাই ও মংলা কাস্টমস হাউজ খুলনার উচ্চমান সহকারী মো . শাহীনের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন । পরে শাহীন সোবহানের কাছে এ জন্য ২ লাখ টাকা ঘুষ দাবি করেন । পরে ১ লাখ টাকায় তা দফারফা হয় । সোবহান পটুয়াখালী থেকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ওই বছরের ৭ অক্টোবর শাহীনের দেয়া মোবাইল নম্বরের অনুকূলে খুলনায় ১ লাখ টাকা পাঠান । শাহীন সুন্দরবন কুরিয়ারের খুলনা অফিস থেকে টাকা উত্তোলন করেন এবং মো . নূরুল ইসলামের সাথে ভাগ বাটোয়ারা করেন । প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দুদক প্রধান কার্যালয়সহ সংশ্লিষ্ট দফতর থেকে ওই ২ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি নিয়ে বৃহস্পতিবার দ - বিধির ১৬১ , ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ ( ২ ) ধারায় তাদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করে । জানা যায় , বিগত ২০০৯ সালের ২২ ডিসেম্বর মংলা বন্দরে দু ' টি কন্টেইনার থেকে ২৭ হাজার ৩৬৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় । এতে সম্পৃক্ততার সন্দেহে মংলা শুল্ক ভবনের তৎকালীন কমিশনার ও এ মামলার আসামি মো . নূরুল ইসলাম ২০১০ সালের জানুয়ারি মাস থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওএসডি ) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত আছেন । মামলার অপর আসামি মো . শাহীনকে এ মামলায় সম্পৃক্ততার সন্দেহে গত মে মাসে সাময়িক বরখাস্ত করা হয়েছে । এ সময় তিনি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার আওতাধীন পিরোজপুর সার্কেলে প্রেষণে কর্মরত ছিলেন । মামলার এজাহার অনুযায়ী মো . নূরুল ইসলাম বরগুনা জেলার আমতলি উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামের মৃত আলহাজ্ব আছমত আলীর ছেলে । মো . শাহীন পটুয়াখালী জেলা সদরের ইটাবাড়িয়া গ্রামের মো . আব্দুল মালেক হাওলাদারের ছেলে । ( শীর্ষ নিউজ ডটকম / প্রতিনিধি / ওআর / শাসি / ২০ . ৩৫ ঘ . )
আর্জেন্টিনার নামজাদা লোকসংগীত শিল্পী ফাসুন্দো কাব্রালকে গুলি করে হত্যা করেছে আততায়ীরা ।
কীত্তনখোলা আরামদায়ক কাপড়ে উজ্জ্বল রঙের ব্যবহারে পোশাক তৈরি করেছে কীত্তনখোলা । চুমিক , লেস , পাইপিং ব্যবহার করে নকশা করা হয়েছে ।
ঢাকা , নিউজ বিএনএন ডটকম : পুলিশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী , সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীকে গ্রেপ্তার করেছে । ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয় । রমনা থানা পুলিশ প্রেসক্লাবের সামনে থেকে মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করে । রমনা বিভাগের উপকমিশনার কৃষ্ণপদ রায় এ খবর জানান । রাজধানীর শাহীনবাগের বাসা থেকে বিকেলে পুলিশ দেলাওয়ার হোসেন সাঈদীকে গ্রেপ্তার করে । আর ফরিদপুরে যাওয়ার পথে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে আশুলিয়া থানা পুলিশ মুজাহিদকে গ্রেপ্তার করে । স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক রাতে জানান , জামায়াতের নেতাদের যুদ্ধাপরাধ - সংক্রান্ত মামলাতেও গ্রেপ্তার দেখানো হতে পারে । অন্য একটি সূত্র জানায় , গত ফেব্রুয়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের তাণ্ডবে ছাত্র ফারুক হোসেনকে নৃশংসভাবে হত্যা করা হয় । এই মামলায়ও তাঁদের গ্রেপ্তার দেখানো হতে পারে । এ ছাড়া নিজামী ও মুজাহিদের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি ও নাইকো দুর্নীতি , পল্লবী থানায় মুক্তিযুদ্ধের সময় গণহত্যার অভিযোগে এবং কেরানীগঞ্জ থানাসহ দেশের বিভিন্ন এলাকায় মুক্তিযুদ্ধের সময় হত্যা , নির্যাতন , লুটপাটের অভিযোগে মামলা রয়েছে । তবে সাঈদীকে পিরোজপুরের অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় । এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আজ আদালত মতিউর রহমান নিজামীসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন । আজ মঙ্গলবার মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন । এ মামলার অন্য আসামি হলেন ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান । মামলার আরেক আসামি ঢাকা মহানগর ( দক্ষিণ ) ছাত্রশিবিরের সভাপতি আ স ম ইয়াহিয়া সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন । এর পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে ১০ হাজার টাকার মুচলেকায় জামিন দেন । আমাদের আদালত প্রতিবেদক জানান , এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত । আজ মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন । অন্য তিনজন আসামি হলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ , নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী , ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান । এ মামলার আরেক আসামি ঢাকা মহানগর ( দক্ষিণ ) ছাত্রশিবিরের সভাপতি আ স ম ইয়াহিয়া সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন । এর পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে ১০ হাজার টাকার মুচলেকায় জামিন দেন । গত ২৮ এপ্রিল মামলার আসামিদের হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল । ওই দিন নিজামীসহ অন্য আসামিরা হাজির না হওয়ায় মামলার বাদী বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন । এ পরিপ্রেক্ষিতে আদালত আজ ২৯ জুন আসামিদের হাজির হওয়ার জন্য আবারও সমন জারি করেছিলেন । একই আদালত গত ৩০ মার্চও আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছিলেন । প্রসঙ্গত , গত ১৭ মার্চ সিরাতুন্নবী ( সা . ) উপলক্ষে ছাত্রশিবিরের এক আলোচনা সভায় রফিকুল ইসলাম খান মহানবী ( সা . ) - এর সঙ্গে জামায়াতে ইসলামীর আমির নিজামীকে তুলনা করেন , যা ইসলাম ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছে । এ অভিযোগে ২১ মার্চ মামলা করা হয় । ( বিএনএন / আই কিউ / কে এউচ / ২১ : ৪০
Download XML • Download text